৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ব্যবসায় উদ্যোগ
নবম অধ্যায়
Class 9-10 Business Entrepreneur Guide and SSC Exam Preparation
Bebsai Uddog mcq Chapter-09
Business Entrepreneur
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বিপণনের অন্যতম কাজ কী?
✅ ক্রয়
[খ] বিক্রয়
[গ] পরিবহন
[ঘ] গুদামজাতকরণ
২. পণ্যের বিজ্ঞাপন কেন করা হয়?
[ক] পণ্যের মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে
✅ পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা দিতে
[গ] পণ্যের বাজার সম্পর্কে জানার জন্য
[ঘ] উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রুবেল একজন তরমুজ উৎপাদনকারী। উৎপাদিত তরমুজ তিনি নিজেই বহন করে স্থানীয় বাজারে বিক্রি করেন। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তিনি পণ্য বিক্রির জন্য অন্য কৌশল অবলম্বন করার চিন্তা করছেন।
৩. রুবেলের ক্ষেত্রে পণ্য বণ্টন প্রণালিটি হলো-
✅ উৎপাদনকারী-ভোক্তা
[খ] উৎপাদনকারী-খুচরা কারবারি
[গ] উৎপাদনকারী-খুচরা ব্যবসায়ী-ভোক্তা
[ঘ] পাইকার-খুচরা ব্যবসায়ী
৪. রুবেলের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে-
i. ক্রেতা ও বিক্রেতার মধ্যে দূরত্ব হ্রাস পায়
ii. ক্রেতা কমমূল্যে পণ্য পেয়ে থাকে
iii. বিপণন কার্য সহজ হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫. এক স্থানের উৎপাদিত পণ্য দ্রব্যাদি কিসের ফলে অন্য স্থানের লোকেরা ভোগ করতে পারে?
[ক] মজুদকরণের
✅ স্থানান্তরের
[গ] প্রচারের
[ঘ] তথ্য সংগ্রহের
৬. ‘ধৈর্যশীলতা’ একজন বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি?
[ক] শারীরিক
✅ মানসিক
[গ] নৈতিক
[ঘ] ব্যক্তিবাচক
৭. পণ্যের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্যের ফলে কী সৃষ্টি হয়?
[ক] পণ্যের স্থিতিশীলতা
✅ দামের স্থিতিশীলতা
[গ] উৎপাদনে স্থিতিশীলতা
[ঘ] সেবার স্থিতিশীলতা
৮. বিপণনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়-
i. সময়গত
ii. স্থানগত
iii. স্বত্বগত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
মি. পলাশ শহর থেকে কাপড় কিনে গ্রামে বিক্রি করেন। তিনি ভোক্তাদের চাহিদা ও আগ্রহ অনুসারে কাপড় সরবরাহ করে থাকে।
৯. মি. পলাশের ব্যবসায়টিকে কী বলা যায়?
[ক] পাইকারি
[খ] বিক্রয় প্রতিনিধি
✅ খুচরা
[ঘ] মজুদদারী
১০. বিপণন কার্য্যাবলিতে মি. পলাশের কাজটি হচ্ছে-
i. ক্রয়-বিক্রয়
ii. তথ্য সংগ্রহ
iii. ভোক্তা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
মোবাইল ফোন বিক্রেতা জনাব সৈকত বাণিজ্যমেলা, মীনাবাজার ও শিল্পমেলায় মোবাইল ফোন প্রদর্শন করেন।
১১. জনাব সৈকতের কাজটি কোনটির অন্তর্ভুক্ত?
[ক] বাজার জরিপ
[খ] পরিবহন
✅ বিজ্ঞাপন
[ঘ] তথ্য সংগ্রহ
১২. জনাব সৈকতের কাজটির মাধ্যমে-
i. পণ্যের বাজার সম্প্রসারিত হয়
ii. পন্যের সুনাম বৃদ্ধি পায়
iii. জনগণ নতুন পণ্য সম্পর্কে জানতে পারে
নিচের কোনটি সঠিক?
[ক] i, ii
[খ] i, iii
[গ] ii, iii
✅ i, ii ও iii
বিপণনের ধারণা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩. পণ্য বা সেবা উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোর যাবতীয় কার্য্যাবলিকে কী বলে? (জ্ঞান)
[ক] বিক্রয়িকতা
[খ] বিজ্ঞাপন
[গ] বিক্রয়
✅ বিপণন
১৪. কীভাবে উৎপাদিত পণ্য ক্রেতা ও ভোক্তাদের হাতে পৌঁছনো হয়? (অনুধাবন)
✅ বিপণনের মাধ্যমে
[খ] খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে
[গ] পরিহনের মাধ্যমে
[ঘ] প্রতিনিধির মাধ্যমে
১৫. বিপণনের অপর নাম কী? (জ্ঞান)
[ক] বিজ্ঞাপন
[খ] উৎপাদন
✅ বাজারজাতকরণ
[ঘ] বিক্রয়
১৬. পণ্য উৎপাদনের সার্থকতা নির্ভর করে কিসের ওপর? (অনুধাবন)
✅ বিক্রয় করে মুনাফা অর্জনের ওপর
[খ] গুদামজাতকরণের ওপর
[গ] মোড়কিকরণের ওপর
[ঘ] ক্রয়-বিক্রয়ের মাধ্যমে
১৭. খোকন সরকার একজন উৎপাদক। তিনি পণ্য বা সেবা পৌঁছে দেন কার কাছে? (প্রয়োগ)
✅ ভোক্তা
[খ] বিপণন
[গ] নেতা
[ঘ] খেলোয়াড়
১৮. পণ্য উৎপাদন হয় কাদের জন্য? (জ্ঞান)
[ক] উৎপাদক
✅ ভোক্তা
[গ] শিল্পপতি
[ঘ] রাজনীতিবিদ
১৯. ক্রেতা ও ভোক্তাগণ মানসম্মত পণ্য কিসের মাধ্যমে পেয়ে থাকে? (জ্ঞান)
✅ বিপণন
[খ] গুদামজাতকরণ
[গ] উৎসরণ
[ঘ] বিক্রয়িকতা
২০. কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে? (জ্ঞান)
✅ উৎপাদন
[খ] ক্রয়
[গ] বিক্রয়
[ঘ] সেবার মান
২১. বিপণনের দ্বারা বিক্রয় বৃদ্ধির সাথে সাথে আর কী হয়? (অনুধাবন)
✅ উৎপাদন বৃদ্ধি পায়
[খ] জনগণের আয় বৃদ্ধি পায়
[গ] উৎপাদন হ্রাস পায়
[ঘ] জাতীয় সম্পদ বৃদ্ধি পায়
২২. শিল্প, বাণিজ্য ও সেবার উন্নতি নির্ভর করে কোনটি উন্নয়নের ওপর? (অনুধাবন)
✅ বিপণন
[খ] পরিবহন
[গ] প্রমিতকরণ
[ঘ] প্যাকিং
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩. বিপণন যেসব কাজের সমষ্টি- (অনুধাবন)
i. ক্রয়-বিক্রয়
ii. পরিবহন
iii. গুদামজাতকরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪. বিপণনের উন্নয়নের সাথে সাথে উন্নয়ন ঘটে- (অনুধাবন)
i. শিল্পের
ii. বাণিজ্যের
iii. সেবার মানের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
বিপণনের কার্য্যাবলি
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫. বিপণনের প্রথম কাজ কোনটি? (জ্ঞান)
✅ ক্রয়
[খ] বিক্রয়
[গ] পরিবহন
[ঘ] বিজ্ঞাপন
২৬. পণ্যদ্রব্যের মালিকানা কীভাবে সৃষ্টি হয়? (অনুধাবন)
✅ ক্রয়ের মাধ্যমে
[খ] বিক্রয়ের মাধ্যমে
[গ] উৎপাদনের মাধ্যমে
[ঘ] শিল্পের মাধ্যমে
২৭. ক্রয়ের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] স্থানগত
[খ] কালগত
[গ] জ্ঞানগত
✅ মালিকানাগত
২৮. ক্রয়ের ফলে ক্রেতা পণ্যের কী লাভ করে? (জ্ঞান)
✅ স্বত্ব
[খ] লাইসেন্স
[গ] ঝুঁকি
[ঘ] পেটেন্ট
২৯. কোনটি বিপণনের আওতায় পড়ে? (অনুধাবন)
[ক] উৎপাদন
✅ ক্রয়-বিক্রয়
[গ] ঋণ গ্রহণ
[ঘ] শেয়ার হস্তান্তর
৩০. কোনটি বিপণনের আবশ্যকীয় কাজ? (অনুধাবন)
[ক] পণ্যের স্থানগত উপযোগ ও চাহিদা সৃষ্টি
✅ পণ্যের ক্রেতা ও বিক্রেতাকে একত্রিত করা
[গ] পণ্যের বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা
[ঘ] ভোক্তা বা ব্যবহারকারীর রুচি ও চাহিদা বিশ্লেষণ করা
৩১. পণ্যের মালিকানা স্থানান্তর হয় কীসের মাধ্যমে? (জ্ঞান)
[ক] পরিবহন
[খ] গুদামজাতকরণ
[গ] বিজ্ঞাপন
✅ বিক্রয়
৩২. জুবায়ের তার দোকানের ক্রেতাদের পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ করেন। তার এ কাজটি বিপণনের কোন কাজের সাথে জড়িত? (প্রয়োগ)
[ক] ক্রয়
✅ বিক্রয়
[গ] বিজ্ঞাপন
[ঘ] পরিবহন
৩৩. ক্রেতা অনুসন্ধান বিপণনের কোন কার্যের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] ভোক্তা বিশ্লেষণ
[খ] তথ্য সংগ্রহ
✅ বিক্রয়
[ঘ] পরিবহন
৩৪. কোনটি পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করে? (জ্ঞান)
✅ পরিবহন
[খ] গুদামজাতকরণ
[গ] মজুদকরণ
[ঘ] প্রমিতকরণ
৩৫. বিপণন ব্যবস্থা কীভাবে পণ্যের সুষম বণ্টন নিশ্চিত করে? (অনুধাবন)
✅ স্থানগত উপযোগ সৃষ্টি করে
[খ] রূপগত উপযোগ সৃষ্টি করে
[গ] স্বত্বগত উপযোগ সৃষ্টি করে
[ঘ] কালগত উপযোগ সৃষ্টি করে
৩৬. গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? (জ্ঞান)
[ক] স্বত্বগত
✅ সময়গত
[গ] মালিকানাগত
[ঘ] স্থানগত
৩৭. শীতকালে উৎপাদিত গোলআলু বছরব্যাপী সরবরাহের জন্য বিপণনকে নিচের কোন কাজটি করতে হবে? (প্রয়োগ)
[ক] প্রমিতকরণ
[খ] প্রক্রিয়াজাতকরণ
✅ গুদামজাতকরণ
[ঘ] বিক্রয়িকতা
৩৮. জনাব রায়হান একজন বাজারজাতকারী। পণ্য বিপণনের সুবিধার্থে তিনি পণ্যের মান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। এর ফলে তিনি কী সুবিধা পান? (প্রয়োগ)
[ক] ভোক্তার সন্তুষ্টি বিধান
✅ বিক্রয়ে গতিশীলতা বৃদ্ধি
[গ] গুদামজাতকরণের সুবিধা
[ঘ] পরিবহনের সুবিধা
৩৯. মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে কী বলে? (জ্ঞান)
[ক] প্রমিতকরণ
✅ পর্যায়িতকরণ
[গ] মোড়কিকরণ
[ঘ] প্রমিতকরণ ও পর্যায়িতকরণ
৪০. পণ্যকে পর্যায়িতকরণ করা হয় কেন? (অনুধাবন)
[ক] উৎপাদনের সুবিধার জন্য
[খ] বিপণনের সুবিধার জন্য
[গ] বিজ্ঞাপনের সুবিধার জন্য
✅ বিক্রয়ের সুবিধার জন্য
৪১. কৃষিজাত পণ্যের মোড়কিকরণ করা হয় কেন? (অনুধাবন)
[ক] ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য
✅ পণ্যের গুণগতমান অক্ষুণন রাখার জন্য
[গ] পণ্যের ওজন ঠিক রাখার জন্য
[ঘ] পণ্যের সুবিধার জন্য
৪২. ক্রেতাদের কাছে পণ্যের গ্রহণযোগ্যতা কীসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
[ক] প্রমিতকরণ
[খ] পর্যায়িতকরণ
✅ মোড়কিকরণ
[ঘ] গুদামজাতকরণ
৪৩. তথ্য সংগ্রহ করতে হয় কেন? (অনুধাবন)
[ক] বিক্রয় বাড়াতে
✅ ক্রেতার রুচি জানতে
[গ] আইন জানতে
[ঘ] কর প্রদান করা
৪৪. আশরাফুল ক্রেতাদের পছন্দ সম্পর্কে জানতে চায়। এজন্য তাকে কী করতে হবে? (প্রয়োগ)
✅ তথ্য সংগ্রহ
[খ] ক্রয়
[গ] বিজ্ঞাপন
[ঘ] তথ্য সংরক্ষণ
৪৫. ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদার পরিবর্তন ইত্যাদি সম্পর্কে উৎপাদক কীভাবে তথ্য সংগ্রহ করতে পারে? (অনুধাবন)
✅ বাজার গবেষণার সাহায্যে
[খ] পাইকারের সাহায্যে
[গ] বিভিন্ন প্রতিবেদনের তথ্যের মাধ্যমে
[ঘ] জার্নাল, রিভিউর মাধ্যমে
৪৬. যিনি চূড়ান্ত ভোগের মাধ্যমে চাহিদা পূরণের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করেন তাকে কী বলে? (জ্ঞান)
[ক] ক্রেতা
✅ ভোক্তা
[গ] বিক্রেতা
[ঘ] দেনাদার
৪৭. পণ্যদ্রব্য ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ ইত্যাদি কার্য সম্পাদন করার উদ্দেশ্য কী? (অনুধাবন)
[ক] উৎপাদনকারীর কাছে পণ্য পৌঁছে দেয়া
[খ] পাইকারের কাছে পণ্য পৌঁছে দেয়া
[গ] খুচরা ব্যবসায়ীর কাছে পণ্য পৌঁছে দেয়া
✅ ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেয়া
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৮. বিপণন উন্নয়নের সাথে উন্নতি সাধিত হয়- (অনুধাবন)
i. শিল্পের
ii. বাণিজ্যের
iii. সেবার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৯. বিক্রয়ের সাথে জড়িত- (অনুধাবন)
i. পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ
ii. ক্রেতা অনুসন্ধান
iii. মূল্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫০. বিপণনের কাজ হলো- (অনুধাবন)
i. পণ্য ও বাজার সংক্রান্ত তথ্য সরবরাহ করা
ii. পণ্যের ক্রয়, বিক্রয় ও মোড়কিকরণ করা
iii. পণ্যের গুণগত মান রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] র ও ii ও iii
৫১. পণ্যকে পর্যায়িতকরণ করা হয়- (অনুধাবন)
i. ওজন অনুযায়ী
ii. আকার অনুযায়ী
iii. নাম অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫২. চানাচুর উৎপাদক শাহাদাৎ তার উৎপাদিত চানাচুর মোড়কিকরণ করে বিক্রি করেন। মোড়কিকরণের ফলে তার পণ্য- (প্রয়োগ)
i. নষ্ট হওয়া থেকে রক্ষা পায়
ii. চাহিদা ও সরবরাহের মধ্যে সমতা রক্ষা করে
iii. আকর্ষণীয় ও চমৎকার হয়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৩. তথ্য সংগ্রহ প্রয়োজন- (অনুধাবন)
i. চাহিদা ও সরবরাহ সম্পর্কে জানতে
ii. ক্রেতা বা ভোক্তাদের পছন্দ ও রুচি সম্পর্কে জানতে
iii. প্রতিষ্ঠানের ভবিষ্যৎ মুনাফা সম্পর্কে জানতে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৪. সঠিকভাবে ভোক্তা বিশ্লেষণ হলে- (অনুধাবন)
i. পণ্যের চাহিদা বাড়ে
ii. ব্যবসায়িক ঝুঁকি কমে
iii. ব্যবসায় প্রসার লাভ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫৫. হাবিব সাহেব বাজার থেকে পণ্য ক্রয় করেন। পণ্য বা সেবা ক্রয় করা হয়- (প্রয়োগ)
i. ভোগের জন্য
ii. পুনরায় বিক্রয়ের জন্য
iii. সংরক্ষণের জন্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও:
স্বপ্ন বুটিকের স্বত্বাধিকারী মিসেস স্বপ্না বিভিন্ন সরবরাহকারীর নিকট পোশাক সংগ্রহ করে তা গুণাগুণ, রং ও আকার অনুযায়ী ভাগ করেন। গ্রাহকদের চাহিদা মোতাবেক নিজ প্রতিষ্ঠানের ঠিকানা সংবলিত প্যাকেটে পোশাক সরবরাহ করেন। তিনি ক্রেতাদের পছন্দ, চাহিদা ও আগ্রহকে সর্বাধিক প্রাধান্য দিয়ে ব্যবসায় পরিচালনা করেন।
৫৬. মিসেস স্বপ্নার সম্পাদিত কাজটিকে কী বলে? (প্রয়োগ)
✅ প্রমিতকরণ
[খ] পর্যায়িতকরণ
[গ] বিভাগকরণ
[ঘ] গুদামজাতকরণ
৫৭. মিসেস স্বপ্নার বিপণনের ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. পণ্য ক্রয় ও বিক্রয়
ii. পণ্য পর্যায়িতকরণ ও প্যাকিং
iii. তথ্য সংগ্রহ ও ভোক্তা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আবিদ ও জনাব মিলন দুজনই সমজাতীয় পণ্যের মুদি ব্যবসায়ী। জনাব আবিদ বিএসটিআই স্বীকৃত এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সংবলিত প্যাকেটজাত সাবান, চিনি, ডাল, তেল ইত্যাদি বিক্রয় করেন। পক্ষান্তরে জনাব মিলন খোলা প্যাকেটবিহীন দ্রব্য বিক্রয় করেন। বছর শেষে দেখা যায় জনাব মিলনের বিক্রয় অপেক্ষা জনাব আবিদের বিক্রয়ের পরিমাণ দুই গুণ বেশি।
৫৮. বিপণনের কোন কাজটি বাদ পড়ায় জনাব মিলনের বিক্রয়ের পরিমাণ কম? (প্রয়োগ)
[ক] ক্রয়
[খ] বিক্রয়
[গ] পরিবহন
✅ মোড়কিকরণ
৫৯. জনাব আবিদের বিক্রয় তুলনামূলক বেশি। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. তিনি ভোক্তাদের রুচি, পছন্দ সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন
ii. তিনি পণ্যের ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী ভাগ করেছেন
iii. তিনি অধিক মূলধন বিনিয়োগ করেছেন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
বণ্টন প্রণালির ধারণা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬০. উৎপাদক ভোক্তার কাছে পণ্য সরবরাহে কাদের সাহায্য গ্রহণ করেন? (জ্ঞান)
[ক] নেতা
[খ] রাজনীতিবিদ
[গ] বুদ্ধিজীবী
✅ মধ্যস্থ ব্যবসায়ী
৬১. কে উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে? (জ্ঞান)
[ক] সরবরাহকারী
✅ মধ্যস্থ ব্যবসায়ী
[গ] দালাল
[ঘ] ফড়িয়া
৬২. বণ্টন প্রণালি হলো- (অনুধাবন)
[ক] যে পথ ধরে পণ্য উৎপাদকের দিকে গমন করে
[খ] যে পথ ধরে পণ্য পাইকারের দিকে গমন করে
[গ] যে পথ ধরে পণ্য ক্রেতার দিকে গমন করে
✅ যে পথ ধরে পণ্য ভোক্তার দিকে গমন করে
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৩. বিপণনের অংশ হিসেবে স্বত্বগত উপযোগ সৃষ্টিতে সাহায্য নিতে হয়- (অনুধাবন)
i. পাইকারের
ii. খুচরা ব্যবসায়ীর
iii. উৎপাদনকারীর
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৪. মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে সাহায্য করে- (অনুধাবন)
i. পাইকার
ii. দালাল
iii. খুচরা ব্যবসায়ী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
বণ্টন প্রণালি ও বিভিন্ন পণ্যের বিপণন
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৫. বণ্টন প্রণালীর ধরন কীসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
[ক] উৎপাদনের মাত্রা
✅ পণ্যের বৈশিষ্ট্যের
[গ] জনগণের চাহিদা
[ঘ] বাজারের আয়তন
৬৬. মধ্যস্থ্যতাকারী ছাড়া উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করলে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] বিপণন
[খ] পরোক্ষ বিশ্লেষণ
✅ সরাসরি বিপণন
[ঘ] বিজ্ঞাপন
৬৭. সরাসরি ভোক্তার নিকট বিক্রয়যোগ্য পণ্য কোণগুলো(জ্ঞান)
✅ ফলমূল, সবজি, গুড় ও চিনি
[খ] ধান, পাট ও সরিষা
[গ] সাবান, বিস্কুট ও সেমাই
[ঘ] টিভি, ফ্রিজ ও ফ্যান
৬৮. আবুবকর তার জমিতে সবজি চাষ করেন। পরিবারের প্রয়োজনের অতিরিক্ত সবজি তিনি কার নিকট বিক্রি করবেন? (প্রয়োগ)
✅ ভোক্তার নিকট
[খ] উৎপাদনের নিকট
[গ] পাইকারের নিকট
[ঘ] খুচরা ব্যবসায়ীর নিকট
৬৯. কে স্থানীয় হাটবাজারে খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রয় করে? (জ্ঞান)
[ক] দালাল
✅ উৎপাদনকারী
[গ] কমিশন প্রতিনিধি
[ঘ] পাইকার
৭০. মনিরুল বাজার থেকে চাল, ডাল ও তেল ক্রয় করে বাড়িতে নিয়ে এলেন। তিনি কার কাছ থেকে ক্রয় করেছেন? (প্রয়োগ)
[ক] উৎপাদক
[খ] সরকার
[গ] পাইকার
✅ খুচরা ব্যবসায়ী
৭১. কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীদের জন্য দোকানের চাকচিক্য গুরুত্বপূর্ণ? (প্রয়োগ)
[ক] পাইকার
✅ খুচরা ব্যবসায়ী
[গ] কমিশন এজেন্ট
[ঘ] আড়তদার
৭২. পণ্য বণ্টন প্রণালির ক্রম সঠিক কোনটি? (অনুধাবন)
[ক] পাইকার-উৎপাদক-খুচরা-ব্যবসায়ী-ভোক্তা
[খ] উৎপাদক-খুচরা-ব্যবসায়ী-পাইকার-ভোক্তা
✅ উৎপাদক-পাইকার-খুচরা ব্যবসায়ী-ভোক্তা
[ঘ] ভোক্তা-খুচরা ব্যবসায়ী-পাইকার-উৎপাদক
৭৩. বণ্টন প্রণালিতে পাইকারের পরে কে অবস্থান করে? (জ্ঞান)
[ক] উৎপাদক
[খ] প্রতিনিধি
[গ] ভোক্তা
✅ খুচরা ব্যবসায়ী
৭৪. পাইকার ও ভোক্তার মধ্যে অবস্থান করে কে? (জ্ঞান)
✅ খুচরা ব্যবসায়ী
[খ] উৎপাদক
[গ] বিজ্ঞাপনদাতা
[ঘ] ব্যাংক
৭৫. বণ্টন প্রণালির সর্বশেষ সংযোগকারী কে? (জ্ঞান)
[ক] দালাল
[খ] প্রতিনিধি
[গ] পাইকার
✅ খুচরা ব্যবসায়ী
৭৬. পাইকার কার বিক্রয় প্রতিনিধি? (জ্ঞান)
✅ উৎপাদকের
[খ] খুচরা বিক্রেতার
[গ] ডিলারের
[ঘ] ভোক্তার
৭৭. খুচরা ব্যবসায়ী কার বিক্রয় প্রতিনিধি? (জ্ঞান)
[ক] ভোক্তা
✅ পাইকার
[গ] উৎপাদক
[ঘ] আড়তদার
৭৮. উৎপাদনকারীগণ কিসের মাধ্যমে সরাসরি ভোক্তাদের নিকট শিল্পসামগ্রী বিক্রয় করে থাকে? (জ্ঞান)
[ক] পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে
✅ এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে
[গ] পাইকার ও মধ্যস্থ ব্যবসায়ীর মাধ্যমে
[ঘ] খুচরা ব্যবসায়ী ও প্রতিনিধির মাধ্যমে
৭৯. উৎপাদনকারী তাদের প্রতিনিধিদের পণ্যসামগ্রী সরবরাহ করে থাকে কীভাবে? (জ্ঞান)
✅ ফরমায়েশ ও চাহিদা অনুযায়ী
[খ] ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী
[গ] ক্রেতাদের চাহিদা অনুযায়ী
[ঘ] প্রতিনিধিদের রুচি অনুযায়ী
৮০. মুহিত সাহেব তাদের কোম্পানির কোমল পানীয় প্রতিনিধির মাধ্যমে নিজস্ব ভ্যানে বিভিন্ন দোকানে সরবরাহ করেন। তার অনুসৃত বণ্টন প্রণালি কোনটি? (প্রয়োগ)
[ক] উৎপাদক ➜ ভোক্তা
✅ উৎপাদক ➜ এজেন্ট ➜ খুচরা ব্যবসায়ী ➜ ভোক্তা
[গ] উৎপাদক ➜ পাইকার ➜ খুচরা ব্যবসায়ী ➜ ভোক্তা
[ঘ] উৎপাদক ➜ প্রতিনিধি ➜ ভোক্তা
৮১. নিচের কোনটি প্রসাধনী সামগ্রীর বণ্টনপ্রণালি? (অনুধাবন)
[ক] উৎপাদনকারী ➜ ভোক্তা
[খ] উৎপাদনকারী ➜ প্রতিনিধি বা এজেন্ট ➜ ভোক্তা
✅ উৎপাদনকারী ➜ প্রতিনিধি বা এজেন্ট ➜ খুচরা বিক্রেতা ➜ ভোক্তা
[ঘ] উৎপাদনকারী ➜ পাইকার ➜ খুচরা ব্যবসায়ী ➜ ভোক্তা
৮২. নিচের কোন ধরনের পণ্যের বণ্টন প্রণালি সাধারণত ছোট হয়? (প্রয়োগ)
✅ ভারী যন্ত্রপাতি
[খ] শাড়ি
[গ] চাল-আটা
[ঘ] প্যাকেটজাত চানাচুর
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৩. পাইকার উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে যোগসূত্র স্থাপন করে- (অনুধাবন)
i. উৎপাদনকারীর সহায়তার জন্য
ii. খুচরা ব্যবসায়ীর সহায়তার জন্য
iii. ভোক্তাদের সহায়তার জন্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৪. সিরাজ আলী একজন উৎপাদক। তিনি মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে যাদের সাহায্য নিতে পারেন- (প্রয়োগ)
i. পাইকার
ii. খুচরা ব্যবসায়ী
iii. ভোক্তা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৫. বণ্টনপ্রণালি নির্ধারণে পণ্যের যে সকল বৈশিষ্ট্য বিবেচনায় আনা হয় তা হলো- (অনুধাবন)
i. প্রতি একক পণ্যের মূল্য
ii. পণ্যের ওজন
iii. পণ্যের পচনশীলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৬. ক্রেতারা বণ্টন প্রণালিতে অবস্থান করে- (অনুধাবন)
i. প্রথম স্তরে
ii. মধ্যবর্তী স্তরে
iii. সর্বশেষ স্তরে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৭. সরাসরি ভোক্তাদের নিকট বিক্রয় করা হয়- (অনুধাবন)
i. গুড়
ii. চিনি
iii. শুঁটকি মাছ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৮. খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রয় করা হয়- (অনুধাবন)
i. গোলআলু
ii. সাবান
iii. বিস্কুট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৯. কোরবান আলীর বাঁশ ও বেত দ্বারা মোড়া, সোফা ইত্যাদি উৎপাদিত দ্রব্যাদি পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বাজারজাত করেন। মাঝে মাঝে তিনি সরাসরি ভোক্তাদের নিকটও পণ্য বিক্রি করেন? তার পণ্য বণ্টনের প্রণালি হচ্ছে- (প্রয়োগ)
i. উৎপাদক ➜ ভোক্তা
ii. উৎপাদক ➜ খুচরা ব্যবসায়ী ➜ ভোক্তা
iii. উৎপাদক ➜ পাইকার ➜ খুচরা ব্যবসায়ী ➜ ভোক্তা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯০. প্রতিনিধি বা এজেন্ট নিয়োগের মাধ্যমে বিক্রয় করা হয়- (অনুধাবন)
i. টিভি, ফ্রিজ ও ফ্যান
ii. সার ও বীজ
iii. কাগজ ও কলম
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও :
মীরা সু কোম্পানি নিজেদের কারখানায় পণ্য উৎপাদন করে এবং দেশের বিভিন্ন স্থানে দোকান খুলে খুচরা ব্যবসায়ীদের মতো সাধারণ ভোক্তাদের নিকট বিক্রয়ের ব্যবস্থা করে।
৯১. মীরা সু কোম্পানি বণ্টনপ্রণালি বিবেচনায় বিপণনের কোন পদ্ধতি ব্যবহার করে? (প্রয়োগ)
[ক] সরাসরি ভোক্তার নিকট বিক্রয়
[খ] খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়
[গ] ডিলারের মাধ্যমে বিক্রয়
✅ প্রতিনিধির মাধ্যমে বিক্রয়
৯২. মীরা সু কোম্পানি ব্যবহৃত পদ্ধতিটির মাধ্যমে যে সকল সুবিধা পায় তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. বিপণন খরচ কম পড়ে
ii. মধ্যস্থ ব্যবসায়ীদের ওপর নির্ভর করতে হয় না
iii. ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় সম্ভব হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও :
ঢাকা-ময়মনসিংহ রোডে ভালুকা পৌরসভায় লিমন সাহার মুদি দোকান। তিনি শহর থেকে পণ্য কিনে আনেন। আবার অনেক সময় উৎপাদনকারীরা গাড়িতে করে সরাসরি মাল দিয়ে যায়। সে পণ্য বিক্রয় করে দাম পরিশোধ করে। তার এ ধরনের ব্যবসায় ছোট হলেও সমাজের মানুষদের সেবা দিয়ে চলেছে।
৯৩. লিমন সাহা কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী? (প্রয়োগ)
✅ খুচরা ব্যবসায়ী
[খ] পাইকার
[গ] ডিলার
[ঘ] প্রতিনিধি
৯৪. লিমন সাহা সমাজকে যে ধরনের সেবা দিচ্ছে তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে
ii. নতুন পণ্য ভোগের সুযোগ দিচ্ছে
iii. অনেককে বিনা পয়সায় পণ্য সরবরাহ করছে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
বিজ্ঞাপনের ধারণা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৫. সরাসরি অর্থ প্রদত্ত ও খরচ নির্ভর বিপণন প্রসার কৌশল কোনটি? (জ্ঞান)
✅ বিজ্ঞাপন
[খ] ব্যক্তিক বিক্রয়
[গ] প্রচার
[ঘ] বিক্রয় প্রসার
৯৬. লিফলেট বিতরণ করা হয় কেন? (অনুধাবন)
✅ প্রচারের জন্য
[খ] প্রসারের জন্য
[গ] ঝুঁকির জন্য
[ঘ] প্রয়োজন ছাড়াই
৯৭. পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের উপায়কে কী বলে? (জ্ঞান)
[ক] জরিপ
[খ] বিক্রয়িকতা
✅ বিজ্ঞাপন
[ঘ] বণ্টনপ্রণালি
৯৮. বাটা কোম্পানির বার্ষিক সাধারণ সভার সংবাদ নিউজ পেপারে ছাপা হলো। এটিকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] বিজ্ঞাপন
✅ প্রচার
[গ] বিক্রয় প্রসার
[ঘ] ব্যক্তিক বিক্রয়
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৯. বিজ্ঞাপনের উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. পণ্যের প্রচার বাড়ানো
ii. উৎপাদকের আচরণ পরিবর্তন করা
iii. পণ্য সম্পর্কে অবহিত করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০০. বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনে বিবেচনা করা হয়- (অনুধাবন)
i. পণ্যের চাহিদা
ii. পণ্যের গুণাগুণ
iii. মূল্য ও ক্রেতাদের কথা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০১. সাময়িক আবেদনধর্মী কোনো বিজ্ঞাপনের উত্তম মাধ্যম হতে পারে কোনটি? (অনুধাবন)
[ক] সিনেমা স্লাইড
[খ] বিজ্ঞাপনীফলক
[গ] সাময়িকী
✅ সংবাদপত্র
১০২. সাপ্তাহিক, পাক্ষিক, কৃষিসাময়িকী, অর্থ সাময়িকী প্রভৃতি কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম? (অনুধাবন)
[ক] সংবাদপত্র
✅ সাময়িকী
[গ] প্রচারপত্র
[ঘ] অন্যান্য
১০৩. গ্রামীণ হাট নামের একটা চেইন স্টোর ঢাকার বিভিন্ন এলাকায় দোকান চালায়। তারা গ্রিন রোডে একটা শাখা খুলেছে। ক্রেতা সাধারণকে জানানোর জন্য বিজ্ঞাপনের কোন মাধ্যম তাদের জন্য উত্তম হতে পারে? (প্রয়োগ)
[ক] রেডিও
[খ] টেলিভিশন
[গ] গাড়ির বিজ্ঞাপন
✅ লিফলেট
১০৪. গুরুত্বপূর্ণ স্থান ও রাস্তার পাশে বিজ্ঞাপনদানের জন্য ব্যবহৃত হয় কোনটি? (জ্ঞান)
[ক] প্রচারপত্র
✅ বিজ্ঞাপনীফলক
[গ] রেডিও
[ঘ] টেলিভিশন
১০৫. বিজ্ঞাপনের কোন মাধ্যম ব্যবহার করে খুব সহজেই পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য ও মূল্য সম্পর্কে জনগণকে অবহিত করানো যায়? (জ্ঞান)
✅ প্রচারপত্র
[খ] প্রাচীরপত্র
[গ] বিজ্ঞাপনীফলক
[ঘ] টেলিভিশন
১০৬. প্রচারপত্রের মাধ্যমে কোথায় বিজ্ঞাপনের কাজ চালানো হয়? (জ্ঞান)
✅ যেখানে জনসাধারণের চলাফেরা বেশি
[খ] যেখানে শিক্ষিত লোক বসবাস করে
[গ] যেখানে লোকজন পড়তে পারে না
[ঘ] যেখানে মানুষ অধিক ভোগপ্রিয়
১০৭. সর্বজনীন চাহিদা রয়েছে এমন বিপণন পণ্যের বিজ্ঞাপনের সবচেয়ে উপযুক্ত মাধ্যম কী হতে পারে? (অনুধাবন)
✅ টেলিভিশন
[খ] সাইনবোর্ড
[গ] সংবাদপত্র
[ঘ] হ্যান্ডবিল
১০৮. দেশব্যাপী বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বাজারজাতকরণের জন্য হীরা ফুডস কার্যক্রম শুরু করেছে। তাদের জন্য বিজ্ঞাপনের কোন মাধ্যম উপযুক্ত? (প্রয়োগ)
✅ টেলিভিশন
[খ] সাইনবোর্ড
[গ] লিফলেট
[ঘ] নিয়ন সাইন
১০৯. জর্দান কসমেটিক্সের পণ্যের শ্রবণ-দর্শনযোগ্য বিজ্ঞাপন মাধ্যম কোনটি? (প্রয়োগ)
[ক] চলচ্চিত্র
✅ টেলিভিশন
[গ] রেডিও
[ঘ] প্রদর্শনী
১১০. জিঙ্গেল কী ধরনের বিজ্ঞাপন? (জ্ঞান)
[ক] প্রচারপত্র
[খ] বিজ্ঞাপনীফলক
✅ রেডিও
[ঘ] চলচ্চিত্র
১১১. সিনেমা হলে ছবি শুরুর আগে, মধ্য বিরতিতে এবং শেষে স্লাইড প্রদর্শনের মাধ্যমে প্রদর্শিত বিজ্ঞাপন কোন ধরনের বিজ্ঞাপন? (জ্ঞান)
[ক] টেলিভিশন
✅ চলচ্চিত্র
[গ] প্রচারপত্র
[ঘ] নিয়ন আলো
১১২. কাঁচের গ্লাস দ্বারা বিভিন্ন রকমের পণ্য সাজিয়ে রাখা কী ধরনের বিজ্ঞাপন? (জ্ঞান)
[ক] প্রদর্শনী
[খ] নমুনা
[গ] মেলা
✅ পণ্যসজ্জা
১১৩. বৈশাখি মেলা, শিল্পমেলা, বাণিজ্য মেলা, কুটির শিল্প মেলা ইত্যাদি কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম? (অনুধাবন)
✅ মেলা বা প্রদর্শনী
[খ] পণ্যসজ্জা
[গ] নমুনা
[ঘ] নিয়ন আলো
১১৪. ওষুধ কোম্পানির জন্য বিজ্ঞাপনের কোন মাধ্যমটি অধিক যুক্তিযুক্ত? (অনুধাবন)
[ক] প্রচারপত্র
[খ] সাইনবোর্ড
[গ] নিয়ন আলো
✅ নমুনা বিতরণ
১১৫. চলচ্চিত্র, সাবান এবং কোমল পানীয়ের জন্য বিজ্ঞাপনের গ্রহণযোগ্য মাধ্যম কোনটি? (অনুধাবন)
[ক] মেলা বা প্রদর্শনী
✅ পরিবহন বিজ্ঞাপন
[গ] পণ্যসজ্জা
[ঘ] টেলিভিশন
১১৬. বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপনের নাম কী? (জ্ঞান)
✅ আকাশ বিজ্ঞাপন
[খ] গ্যাস বেলুন
[গ] নিয়ন আলো
[ঘ] বিলবোর্ড
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৭. বাংলা সিমেন্ট বাজার সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞাপন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনের জন্য তাদেরকে যে বিষয় বিবেচনা করতে হবে তা হলো- (প্রয়োগ)
i. পণ্যের প্রকৃতি
ii. কারখানার অবস্থান
iii. প্রতিযোগিতার অবস্থান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১৮. টেলিভিশন হলো- (অনুধাবন)
i. দর্শনযোগ্য স্লাইড
ii. শ্রবণযোগ্য স্লাইড
iii. অদৃশ্য স্লাইড
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১৯. বিজ্ঞাপনের মাধ্যম হলো- (প্রয়োগ)
i. সংবাদপত্র
ii. সাময়িকী
iii. রেডিও টেলিভিশন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২০. রেডিওর মাধ্যমে সুবিধাজনক- (অনুধাবন)
i. স্পট বিজ্ঞাপন
ii. সৌজন্য বিজ্ঞাপন
iii. জিঙ্গেল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২১ ও ১২২ নং প্রশ্নের উত্তর দাও :
লাভলী কসমেটিক্স লিমিটেড বাজারে নতুন পণ্য হিসেবে মিনি প্যাকেট শ্যাম্পু, ফেয়ারনেস ক্রিম বিক্রি শুরু করেছে। ব্যাপক প্রচারের লক্ষ্যে কোম্পানির একটি প্রতিনিধি দল পণ্যের সুন্দর ছবি ও লেখাযুক্ত পরিবহনে মিনি শ্যাম্পু, ফেয়ারনেস ক্রিম নিয়ে বিভিন্ন স্কুলের অধ্যক্ষের অনুমতিক্রমে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করেছে।
১২১. লাভলী কসমেটিক্স কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করছে? (প্রয়োগ)
[ক] মেলা
[খ] প্রদর্শনী
✅ নমুনা
[ঘ] পরিবহন
১২২. উদ্দীপকের কার্যসমূহ পণ্য বা সেবার মূল্যে স্থিতিশীলতা আনয়ন করে- (উচ্চতর দক্ষতা)
i. চাহিদা সৃষ্টি এবং সে অনুযায়ী সরবরাহ নিশ্চিত করে
ii. চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য স্থাপন করে
iii. বিদেশি পণ্য অপেক্ষা দেশি পণ্যকে অধিক জনপ্রিয় করে
নিচের কোনটি সঠিক?
✅ i, ii
[খ] i, iii
[গ] ii, iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৩ ও ১২৪ নং প্রশ্নের উত্তর দাও :
সালমান জুমার নামাজ পড়ে বের হওয়ার পথে এক ভদ্রলোক বিভিন্ন গাছের ছবিসহ একটি রঙিন কাগজ ধরিয়ে দেন। এটি ছিল নার্সারি মেলার একটি স্টলের নাম ও ঠিকানা। এতে লেখা ছিল একটি টবসহ ফুলগাছ কিনলে একটি ফলজ গাছ ফ্রি।
১২৩. সালমানের পাওয়া কাগজটিকে বিজ্ঞাপনের কোন মাধ্যম বলা যায়? (প্রয়োগ)
✅ লিফলেট
[খ] স্টিকার
[গ] প্রাচীরপত্র
[ঘ] প্রচারপত্র
১২৪. উক্ত বিজ্ঞাপন কৌশল কীভাবে মুনাফা বৃদ্ধি ঘটায়? (উচ্চতর দক্ষতা)
✅ চাহিদা সৃষ্টি করে
[খ] যোগান বাড়িয়ে দিয়ে
[গ] নার্সারি সম্প্রসারণ করে
[ঘ] পণ্যের মূল্য বৃদ্ধি করে
বিজ্ঞাপনের গুরুত্ব
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২৫. বিজ্ঞাপন পণ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? (জ্ঞান)
[ক] স্বত্বগত
[খ] স্থানগত
[গ] কালগত
✅ জ্ঞানগত
১২৬. বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা কী? (অনুধাবন)
[ক] মিথ্যা তথ্য ও বিবরণ দিয়ে জনগণকে প্রতারিত করে
[খ] পণ্যের মূল্য বৃদ্ধি করে
[গ] একচেটিয়া বাজার সৃষ্টি করে
✅ তথ্য ও বিবরণ দিয়ে ভোক্তাকে আকৃষ্ট করে
১২৭. পণ্য বিজ্ঞাপনের জন্য অনেক অর্থ ব্যয় হলেও বিজ্ঞাপনকে বিনিয়োগ হিসেবেও বিবেচনা করার কারণ কোনটি? (অনুধাবন)
[ক] বিজ্ঞাপন দ্বারা ক্রেতার ব্যক্তি স্বাধীনতা নষ্ট হয়
[খ] একচেটিয়া ব্যবসায় গড়ে ওঠার সুযোগ পায়
[গ] বিজ্ঞাপন দ্বারা পণ্যমূল্য বৃদ্ধি পায়
✅ বিজ্ঞাপনের ফলে পণ্যের চাহিদা তথা বিক্রয় বৃদ্ধি পায়
১২৮. ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায় কীভাবে? (অনুধাবন)
[ক] বিক্রয়ের মাধ্যমে
✅ বিজ্ঞাপনের মাধ্যমে
[গ] ঝুঁকির মাধ্যমে
[ঘ] পুনরায় বিক্রয়ের মাধ্যমে
১২৯. নতুন নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানাতে কোনটির প্রয়োজন? (জ্ঞান)
[ক] পাইকার
✅ বিজ্ঞাপন
[গ] খুচরা ব্যবসায়ী
[ঘ] প্রচার
১৩০. ভোক্তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? (অনুধাবন)
[ক] কর্মসংস্থানের মাধ্যমে
✅ মানসম্মত পণ্য ভোগ করার মাধ্যমে
[গ] পণ্য ক্রয় করার মাধ্যমে
[ঘ] পণ্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩১. বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ যেসব প্রতিষ্ঠানের জন্য- (অনুধাবন)
i. ছোট
ii. বড়
iii. মাঝারি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩২. বিজ্ঞাপনের ফলে পণ্য বা সেবার- (অনুধাবন)
i. চাহিদা বৃদ্ধি পায়
ii. বিক্রয়ের পরিমাণ বাড়ে
iii. মুনাফা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩৩. বিজ্ঞাপন যে ধরনের সচেতনতা সৃষ্টি করে- (অনুধাবন)
i. সামাজিক
ii. নৈতিক
iii. অনৈতিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩৪. দেশীয় পণ্য সম্পর্কিত বিজ্ঞাপন জাগ্রত করে- (প্রয়োগ)
i. দেশপ্রেম
ii. জাতীয়তাবোধ
iii. পুঁজিবাদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৫ ও ১৩৬ নং প্রশ্নের উত্তর দাও।
টিভি অন করলেই কেয়া কসমেটিক্সের নানান ধরনের বিজ্ঞাপন চোখে পড়ে। ফলে পণ্যের গুণাগুণ, ব্যবহারের নিয়ম, প্রয়োজনীয়তা ইত্যাদি ভোক্তাগণ জানতে পারে। এতে সুনাম বৃদ্ধি পায়, চাহিদা বাড়ে যা উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধি করে।
১৩৫. কেয়া কসমেটিক্সের পণ্যের বিজ্ঞাপন মাধ্যম কোনটি? (প্রয়োগ)
[ক] চলচ্চিত্র
✅ টেলিভিশন
[গ] রেডিও
[ঘ] প্রদর্শনী
১৩৬. কেয়া কসমেটিক্স লি. বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের নিকট তুলে ধরে- (প্রয়োগ)
i. পণ্যের মান
ii. পণ্যের ব্যবহার বিধি
iii. পণ্যের মূল্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
বিক্রয়িকতার ধারণা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩৭. ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে কী বলে? (জ্ঞান)
[ক] ব্যক্তিক বিক্রয়
✅ বিক্রয়িকতা
[গ] বিক্রয় প্রসার
[ঘ] সাংগঠনিক যোগ্যতা
১৩৮. যে বিশেষ কৌশল বা প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতাকে তার পণ্যদ্রব্য সম্বন্ধে আগ্রহী করে গ্রাহকে পরিণত করতে সক্ষম হয়, তাকে কী বলে? (জ্ঞান)
✅ বিক্রয়িকতা
[খ] বিক্রয়
[গ] বিজ্ঞাপন
[ঘ] প্রচার
১৩৯. সুফিয়া একজন বিক্রয়কর্মী। সে তার দক্ষতা দিয়ে অনেক অনিয়মিত ক্রেতাকে নিয়মিত ক্রেতায় পরিণত করেছে। সুফিয়ার কাজটি কিসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
✅ বিক্রয়িকতা
[খ] বিক্রয় প্রসার
[গ] প্রচার
[ঘ] বিজ্ঞাপন
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪০. বিক্রয়িকতার বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. এটি বিক্রয়কর্মীর বিক্রয় কৌশল
ii. এটি রেডিও টেলিভিশনে প্রচার করা যায়
iii. এটি ব্যক্তিক বিক্রয়ের গুরুত্বপূর্ণ অঙ্গ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪১. জনাব রিয়াজের মধ্যে বিক্রয়িকতার গুণটি আছে। তাই সে খুব সহজে- (প্রয়োগ)
i. ক্রেতাকে আকর্ষণ করতে পারে
ii. ক্রেতাকে স্থায়ী গ্রাহকে পরিণত করতে পারে
iii. ক্রেতাকে ঠকিয়ে মুনাফা অর্জন করতে পারে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[ঘ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলি
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪২. বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? (জ্ঞান)
[ক] ক্রেতার
[খ] ভোক্তার
[গ] উৎপাদক
✅ বিক্রয়কর্মীর
১৪৩. বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করেন কীভাবে? (উচ্চতর দক্ষতা)
[ক] বিজ্ঞাপনের সাহায্যে
✅ বিক্রয়িকতার গুণে
[গ] পরিবহনের মাধ্যমে
[ঘ] গুদামজাতকরণের মাধ্যমে
১৪৪. বিক্রয়িকতার মাধ্যমে কোন ধরনের ক্রেতাকে আকর্ষণ করা হয়? (জ্ঞান)
[ক] স্থায়ী
[খ] প্রকৃত
[গ] বিদেশি
✅ সম্ভাব্য
১৪৫. সুদর্শন চেহারা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি? (জ্ঞান)
✅ শারীরিক
[খ] মানসিক
[গ] নৈতিক
[ঘ] অন্যান্য
১৪৬. বিক্রয়কর্মীর সুস্বাস্থ্য গ্রাহকদেরকে কী করে? (জ্ঞান)
✅ আকৃষ্ট
[খ] প্রলুব্ধ
[গ] মুগ্ধ
[ঘ] বিচলিত
১৪৭. সুন্দর হাসি একজন বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলির অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] মানসিক
✅ শারীরিক
[গ] নৈতিক
[ঘ] অন্যান্য
১৪৮. ক্রেতা পণ্যের মান ও মূল্য সম্পর্কে অপ্রত্যাশিত মন্তব্য করলে তাকে কীভাবে প্রভাবিত করতে হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] রাগতস্বরে
[খ] উচ্চস্বরে
[গ] নম্রস্বরে
✅ হাসিমুখে
১৪৯. পেশার প্রতি শ্রদ্ধাবোধ ব্যবসায়ের কী বৃদ্ধি করে? (জ্ঞান)
[ক] আগ্রহ
✅ সুনাম
[গ] মুনাফা
[ঘ] গুরুত্ব
১৫০. নিপা বিক্রয়কর্মী হিসেবে নিজ পেশার প্রতি শ্রদ্ধাশীল। এটি ব্যবসায়ের কী বৃদ্ধি করবে? (প্রয়োগ)
✅ সুনাম
[খ] মূলধন
[গ] দক্ষতা
[ঘ] সুদ
১৫১. ‘আত্মবিশ্বাস’ বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি? (জ্ঞান)
[ক] শারীরিক
✅ মানসিক
[গ] নৈতিক
[ঘ] অনৈতিক
১৫২. একজন বিক্রয়কর্মীকে অবশ্যই কোনটি হতে হবে? (অনুধাবন)
[ক] উদ্যমী
[খ] অধ্যবসায়ী
✅ আত্মবিশ্বাসী
[ঘ] সত্যবাদী
১৫৩. কবির একজন তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন বিক্রয়কর্মী। এটি ব্যবসায়ের তার কী ধরনের গুণাবলি? (প্রয়োগ)
[ক] শারীরিক
✅ মনস্তাত্ত্বিক
[গ] নৈতিক
[ঘ] মানবিক
১৫৪. ক্রেতাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করার ক্ষেত্রে বিক্রয়কর্মীর কোন গুণটি অপরিহার্য? (জ্ঞান)
[ক] মার্জিত ব্যবহার
[খ] বিপণন সম্পর্কে জ্ঞান
✅ সততা ও বিশ্বস্ততা
[ঘ] আগ্রহ ও আন্তরিকতা
১৫৫. মেলামেশার ক্ষমতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ? (জ্ঞান)
[ক] শারীরিক
[খ] মানসিক
✅ নৈতিক
[ঘ] অন্যান্য
১৫৬. বিক্রয়কর্মীর কোন গুণটি অন্যান্য গুণের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] জেন্ডার সচেতনতা
[খ] মার্জিত ব্যবহার
✅ হিসাবে পারদর্শিতা
[ঘ] ইতিবাচক দৃষ্টিভঙ্গি
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫৭. আলম সাহেব Swapno Super Shop-এর একজন অভিজ্ঞ বিক্রয়কর্মী। তার মধ্যে যে সকল গুণাবলি থাকলে তাকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায় তা হলো- (প্রয়োগ)
i. তীক্ষ্ণ বিবেচনাশক্তি
ii. মিষ্টি কণ্ঠস্বর
iii. উচ্চ বংশ মর্যাদা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[ঘ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৮. উত্তম বিক্রয়কর্মীর গুণাবলি হলো- (অনুধাবন)
i. সুদর্শন চেহারা
ii. মার্জিত রুচি ও ব্যবহার এবং সুঅভ্যাস
iii. ভাষা ও বাজারজাতকরণ জ্ঞান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[ঘ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৯. একজন বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলির মধ্যে অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. সুদর্শন চেহারা
ii. সুস্বাস্থ্য
iii. সুন্দর হাসি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[ঘ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬০ ও ১৬১ নং প্রশ্নের উত্তর দাও :
নাটোরের মকবুল প্লাজায় হাসান একটি শাড়ির দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলি তার মধ্যে থাকায় তিনি সহজেই ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারেন। ফলে তার প্রতিষ্ঠানের মুনাফা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে।
১৬০. মকবুলের কোন গুণটি ক্রেতাকে সহজে আকৃষ্ট করে? (প্রয়োগ)
✅ সুদর্শন চেহারা
[খ] সুস্বাস্থ্য
[গ] সুন্দর হাসি
[ঘ] আত্মবিশ্বাস
১৬১. বিক্রয়িকতা মকবুলের নিকট বিবেচিত হয়- (উচ্চতর দক্ষতা)
i. কৌশল হিসেবে
ii. দক্ষতা হিসেবে
iii. পেশা হিসেবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬২ ও ১৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
বিপুল ‘ফার্স্ট মুভ’ নামক একটি অটোমোবাইলের শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। ব্যবসায় এবং আগত ক্রেতাদের প্রতি তার আগ্রহের কমতি নেই। তিনি ক্রেতাদের সাথে সুন্দর হাসি দিয়ে কথা বলেন এবং প্রত্যেকের সাথে অত্যন্ত মার্জিত ব্যবহার করেন। তাছাড়া দিন শেষে ব্যবসায়ের হিসাব মিলানোর ক্ষেত্রেও তিনি বেশ পারদর্শী। এসব গুণের কারণে তার দোকানের বিক্রিও অন্যান্য দোকানের তুলনায় বেশ ভালো হয়।
[ক] নৈতিক
[খ] মানসিক
✅ শারীরিক
[ঘ] অন্যান্য
১৬৩. বিপুলের চরিত্রে একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলি পরিলক্ষিত হয়-
(উচ্চতর দক্ষতা)
i. সুন্দর হাসি
ii. মার্জিত ব্যবহার
iii. হিসাবে পারদর্শিতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৪. পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী ক্রয়-বিক্রয়ের কাজকে কী বলে?
[ক] স্বত্ব হস্তান্তর
✅ বিপণন
[গ] স্বত্ব অধিকার
[ঘ] লেনদেন
১৬৫. রাফিন তার উৎপাদিত পণ্য ভোক্তাদের নিকট পৌঁছনোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তার এ কাজ কী?
[ক] বাজার জরিপ
✅ বিপণন
[গ] প্রত্যক্ষ সেবা
[ঘ] বাণিজ্য
১৬৬. প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
✅ বিপণন
[খ] উদ্যোগ
[গ] খুচরা ব্যবসায়
[ঘ] ঝুঁকি
১৬৭. কোনটি উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
✅ বিপণন
[খ] পাইকার
[গ] খুচরা ব্যবসায়ী
[ঘ] প্রতিনিধি
১৬৮. বিপণন প্রধানত কয়টি উপযোগ সৃষ্টি করে?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৭
১৬৯. বিপণনের প্রধান কাজ কয়টি?
[ক] ৪
[খ] ৬
✅ ৯
[ঘ] ১০
১৭০. আমাদের দেশের চিংড়ি মাছ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কিসের ফলে ব্যবহার করতে পারছে?
[ক] সৌহার্দপূর্ণ সম্পর্কের
✅ পরিবহনের
[গ] ক্রয়ের
[ঘ] বিক্রয়ের
১৭১. পণ্যদ্রব্যের গুণাগুণ, রং, আকার প্রভৃতি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে পণ্যের মান নির্ধারণ করাকে কী বলে?
[ক] মোড়কিকরণ
[খ] গুদামজাতকরণ
✅ প্রমিতকরণ
[ঘ] পর্যায়িতকরণ
১৭২. রহিম মিয়া একজন কৃষিপণ্যের পাইকারি ব্যবসায়ী। উৎপাদকের নিকট সংগৃহীত পণ্য মান অনুযায়ী শ্রেণিবিভাগ করে বিক্রয় করতে হলে বিপণনের কোন কাজটি করতে হবে?
[ক] প্রক্রিয়াজাতকরণ
[খ] প্রমিতকরণ
✅ পর্যায়িতকরণ
[ঘ] মোড়কিকরণ
১৭৩. ব্যবহারকারীর নিকট পণ্যকে আকর্ষণীয় করে তোলার উদ্দেশ্যে কী করা হয়?
[ক] পর্যায়িতকরণ
✅ মোড়কিকরণ
[গ] প্রমিতকরণ
[ঘ] গুদামজাতকরণ
১৭৪. নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য পণ্যের কী করা হয়?
✅ মোড়কিকরণ
[খ] গুদামজাতকরণ
[গ] প্রমিতকরণ
[ঘ] পর্যায়িতকরণ
১৭৫. কোনটির অভাবে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়?
[ক] মোড়কিকরণ
✅ ভোক্তা বিশ্লেষণ
[গ] তথ্য সংগ্রহ
[ঘ] পরিবহন
১৭৬. বণ্টন প্রণালিতে উৎপাদক ও ভোগকারীর মধ্যে যারা অবস্থান করে তাদেরকে কী বলে?
[ক] পাইকার
[খ] খুচরা ব্যবসায়ী
[গ] প্রতিনিধি
✅ মধ্যস্থ ব্যবসায়ী
১৭৭. যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে তাকে কী বলে?
✅ বণ্টনপ্রণালি
[খ] পরিবহন
[গ] উৎপাদন
[ঘ] গুদামজাতকরণ
১৭৮. বণ্টন প্রণালি কয় ধরনের হয়ে থাকে?
[ক] ৪
✅ ৫
[গ] ৬
[ঘ] ৭
১৭৯. পণ্য বণ্টনপ্রণালির শুরুতে থাকে কে?
[ক] পাইকার
[খ] খুচরা ব্যবসায়ী
✅ উৎপাদক
[ঘ] ভোক্তা
১৮০. পণ্য বণ্টন প্রণালির শেষ প্রান্তে থাকে কে?
✅ ভোক্তা
[খ] খুচরা ব্যবসায়ী
[গ] উৎপাদক
[ঘ] ভোক্তা
১৮১. স্থায়ী আবেদনধর্মী কোনো বিজ্ঞাপনের উত্তম মাধ্যম হতে পারে কোনটি?
[ক] সংবাদপত্র
✅ বিজ্ঞাপনীফলক
[গ] রেডিও
[ঘ] টেলিভিশন
১৮২. কোনটি ব্যবসায়ের সম্পদ?
[ক] চাহিদা
[খ] ক্রয়
✅ সুনাম
[ঘ] বিজ্ঞাপন
১৮৩. ‘স্বদেশি পণ্য কিনে হোন ধন্য’- বিজ্ঞাপনের এ ¯েøাগানটি কী নির্দেশ করে?
✅ দেশপ্রেম ও জাতীয়তাবোধ
[খ] প্রলুব্ধতা
[গ] সচেতনতা
[ঘ] সমাজের প্রতি ভালোবাসা
১৮৪. দোকানের প্রতি গ্রাহকদের আগ্রহী করে স্থায়ী গ্রাহকে পরিণত করার সবচেয়ে উত্তম বিপণন প্রসার কৌশল কোনটি?
[ক] বিজ্ঞাপন
[খ] প্রচার
✅ বিক্রয়িকতা
[ঘ] বিক্রয় প্রসার
১৮৫. বিপণন সহায়তা করে-
i. ভোগ বৃদ্ধিতে
ii. রূপগত উপযোগ সৃষ্টিতে
iii. স্থানগত উপযোগ সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৬. প্রমিতকরণের মাধ্যমে পণ্যের-
i. বিপণন প্রক্রিয়া সহজ হয়
ii. বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়
iii. ভোক্তারা আকৃষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৭. পণ্যের মোড়কিকরণের উদ্দেশ্য-
i. পণ্যকে সুন্দর ও আকর্ষণীয় করা
ii. নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করা
iii. পণ্যমূল্য লিখে রাখা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৮. পাইকারের কাজ হলো-
i. ক্রয়
ii. বিক্রয়
iii. গুদামজাতকরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮৯. বিজ্ঞাপনের মাধ্যম হচ্ছে-
i. লিফলেট
ii. বিলবোর্ড
iii. সাইনবোর্ড
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৯০. বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনের বিবেচ্য বিষয় হলো-
i. পণ্যের চাহিদা
ii. গুণাগুণ
iii. মূল্য ও ক্রেতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৯১. বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলি হলো-
i. সততা ও বিশ্বস্ততা
ii. ইতিবাচক দৃষ্টিভঙ্গি
iii. তীক্ষ্ণ বুদ্ধিমত্তা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯২ ও ১৯৩ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
মি. রহমান তার ৫০ একর জমিতে আলু চাষ করেন। তিনি মধ্যস্থতাকারীর মাধ্যমে তার উৎপাদিত আলু ভোক্তাদের নিকট পৌঁছে দেন। মি. রহমান সকল আলু এক সাথে বিক্রয় না করে পরবর্তী সময়ের জন্য মজুদ করে রাখেন।
১৯২. মি. রহমানের এক সাথে আলু বিক্রয় না করে পরবর্তী সময়ের জন্য আলু মজুদ রাখার প্রক্রিয়া কোনটির অন্তর্ভুক্ত?
[ক] মজুদকরণ
✅ গুদামজাতকরণ
[গ] পর্যায়িতকরণ
[ঘ] প্রমিতকরণ
১৯৩. মি. রহমানের উৎপাদিত আলু ভোক্তাদের চাহিদা মিটিয়ে থাকে-
i. ভোক্তাদের সারা বছর আলু সরবরাহ করে
ii. আলু উৎপাদনের সময় আলু সরবরাহ করে
iii. আলু মজুদ করে সময়মতো সরবরাহ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৪ ও ১৯৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব কামাল জমি বর্গা নিয়ে টমেটো চাষ করেন। টমেটো তোলার সময় গ্রামের অনেক ক্রেতা জমি থেকেই তা সংগ্রহ করেন। তবে বড় সাইজের টমেটোগুলো বেশি দামে তিনি মধ্যস্থ ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকেন।
১৯৪. জনাব কামাল গ্রামের লোকদের নিকট টমেটো বিক্রয়ে কোনটি অনুসরণ করেন?
✅ উৎপাদক ➜ ভোক্তা
[খ] উৎপাদক ➜ খুচরা ব্যবসায়ী ➜ ভোক্তা
[গ] উৎপাদক ➜ পাইকার ➜ খুচরা ব্যবসায়ী ➜ ভোক্তা
[ঘ] উৎপাদক ➜ মিল মালিক ➜ পাইকার ➜ ভোক্তা
১৯৫. জনাব কামাল টমেটো বিক্রয়ে বণ্টন প্রণালী অনুসরণ করেন-
i. উৎপাদক ➜ ভোক্তা
ii. উৎপাদক ➜ খুচরা ব্যবসায়ী ➜ ভোক্তা
iii. উৎপাদক ➜ পাইকার ➜ খুচরা ব্যবসায়ী ➜ ভোক্তা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯৬. উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে- (অনুধাবন)
i. খুচরা বিক্রেতা
ii. মধ্যম ব্যবসায়ী
iii. পাইকার
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯৭. পণ্য উৎপাদনের পর ভোক্তার নিকট পৌঁছাতে প্রয়োজন হয়- (অনুধাবন)
i. বাজারজাতকরণের
ii. বিজ্ঞাপনের
iii. বন্টন প্রণালীর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯৮. ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে- (অনুধাবন)
i. উৎপাদনকারী
ii. খুচরা বিক্রেতা
iii. প্রতিনিধি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৯৯. পণ্যের চাহিদা সৃষ্টিতে সহায়তা করে- (অনুধাবন)
i. পরিবহন
ii. গুদামজাতকরণ
iii. বিজ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০০. বিজ্ঞাপন পণ্যের- (অনুধাবন)
i. চাহিদা বৃদ্ধি করে
ii. আকর্ষণ ক্ষমতা বৃদ্ধির একটি কৌশল
iii. বাজার সংকুচিত করে দাম বাড়ায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০১. মি. আরমান তার পণ্যের বিক্রয় বৃদ্ধি করতে চান। এই কাজে তাকে সহায়তা করতে পারে- (অনুধাবন)
i. উৎপাদক
ii. বিজ্ঞাপন
iii. বিক্রয়িকতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২০২. পণ্যের চাহিদার ওপরে নির্ভর করে পণ্যের - (অনুধাবন)
i. উৎপাদনের পরিমাণ
ii. বিক্রয়ের পরিমাণ
iii. বিজ্ঞাপনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০৩. বিক্রয় প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- (অনুধাবন)
i. ভোক্তা
ii. বিক্রয়কর্মী
iii. বাজারজাতকরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২০৪. মি. হাবিব একটি জুতার কারখানা স্থাপন করেন। তিনি তার উৎপাদিত পণ্য ভোক্তার নিকট বিক্রয় করতে পারেন- (প্রয়োগ)
i. সরাসরি
ii. খুচরা বিক্রেতার
iii. এজেন্টের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২০৫. ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়- (অনুধাবন)
i. বিজ্ঞাপনের মাধ্যমে
ii. প্রতিনিধির মাধ্যমে
iii. বিক্রয়িকতার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০৬. কৌশিক ব্যবসায়ে সফলতা অর্জন করতে চান। এজন্য তার জ্ঞান থাকা প্রয়োজন- (প্রয়োগ)
i. বিপণন সম্পর্কে
ii. বিক্রয়িকতা সম্পর্কে
iii. বণ্টন প্রণালী সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২০৭ ও ২০৮ নং প্রশ্নের উত্তর দাও :
মি. লিমন বিক্রমপুর থেকে অধিক পরিমাণে আলু ক্রয় করে ঢাকায় এনে গুদামজাত করেন। এরপর সেগুলো খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন।
২০৭. মি. লিমন উপযোগ সৃষ্টি করেছেন- (প্রয়োগ)
i. সময়গত
ii. রূপগত
iii. স্থানগত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০৮. সামাদ মিয়ার মধ্যে কোন গুণটি বিদ্যমান? (উচ্চতর দক্ষতা)
[ক] দক্ষ ব্যাবস্থাপক
✅ বিক্রয়িকতা
[গ] যোগ্য নেতা
[ঘ] আদর্শ ব্যক্তিত্ব