৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ব্যবসায় উদ্যোগ
পঞ্চম অধ্যায়
Class 9-10 Business Entrepreneur Guide and SSC Exam Preparation
Bebsai Uddog mcq Chapter-05
Business Entrepreneur
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কী?
[ক] উৎপাদন
[খ] বাজারজাতকরণ
[গ] মুনাফা অর্জন
✅ চুক্তি
২. ব্যবসায়ে পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয় কেন?
✅ মালিকের অধিকার প্রতিষ্ঠার জন্য
[খ] পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে
[গ] ঝুঁকি এড়ানোর জন্য
[ঘ] প্রতিযোগিতা মোকাবিলা করার উদ্দেশ্যে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
ঢাকার শনির আখড়ার বাসিন্দা জনাব হাবিব একটি ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। এছাড়া তিনি বিদেশ থেকে একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নানা রকম ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী আমদানি করেন। সরবরাহকারী প্রতিষ্ঠান উক্ত পণ্য বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেন। মাল আনয়নের ঝুঁকি এড়ানোর জন্য একটি বিমা করা হয়।
৩. উদ্দীপকে কে বিমাগ্রহীতা হবেন?
[ক] উৎপাদনকারী
✅ সরবরাহকারী
[গ] আমদানিকারক
[ঘ] বন্দর কর্তৃপক্ষ
৪. উদ্দীপকের ব্যবসায়টি বিমা করার ফলে-
i. নির্দিষ্ট ঝুঁকি দূর হবে
ii. সামুদ্রিক দুর্ঘটনা হ্রাস পাবে
iii. ক্ষতিপূরণ পাবার নিশ্চয়তা থাকবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫. ফ্রানসাইজিং ব্যবসায়ের উপকারিতা কোনটি?
[ক] প্রচুর মুনাফা
[খ] অধিক বিনিয়োগ
✅ মানসম্মত পণ্য বিক্রয়
[ঘ] কঠোর তদারকি
৬. বাংলাদেশে মেধাসম্পদ দিবস কত তারিখে পালিত হয়?
[ক] ২৬ মে
✅ ২৮ এপ্রিল
[গ] ২৭ এপ্রিল
[ঘ] ২৬ এপ্রিল
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
মি. ফয়সাল বরিশাল থেকে ঢাকা আসার পথে লঞ্চ ডুবিতে মারা গেল। একটি বিমা কোম্পানি তার পূর্বে গৃহীত বিমা পলিসি বাবদ ১০ লক্ষ টাকা পরিশোধ করায় তার পরিবারের আর্থিক অনিশ্চয়তা কিছুটা লাঘব হয়।
৭. মি. ফয়সাল এর গৃহীত বিমা কোনটি?
[ক] দুর্ঘটনা বিমা
[খ] নৌ বিমা
✅ জীবন বিমা
[ঘ] বিশ্বস্বতা বিমা
৮. মি. ফয়সালের বিমার ক্ষেত্রে প্রযোজ্য হবে-
i. এটি ক্ষতিপূরণের চুক্তি
ii. এটি সবচেয়ে জনপ্রিয়
iii. মৃত্যু না হলেও অর্থ পাবেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
ভূমিকা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯. মানুষ ব্যবসায় করে কেন? (অনুধাবন)
[ক] সুনাম বৃদ্ধির জন্য
✅ জীবিকা অর্জনের জন্য
[গ] ক্ষমতা লাভের জন্য
[ঘ] ঝুঁকি গ্রহণের জন্য
১০. সকল ব্যবসায় দেশের প্রচলিত আইন দ্বারা কী হতে হয়? (জ্ঞান)
[ক] শুধু স্বীকৃত
[খ] শুধু বৈধ
✅ স্বীকৃত ও বৈধ
[ঘ] আইনের দরকার হয় না
১১. মুনাফা অর্জনের জন্য ব্যবসায় করার অধিকার আছে কার? (জ্ঞান)
[ক] যুবকদের
[খ] ব্যবসায়ীদের
[গ] বেকারদের
✅ সকলের
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২. যেসব উদ্দেশ্য সাধনের জন্য সকলের বৈধ ব্যবসায় করার অধিকার রয়েছে- (অনুধাবন)
i. মুনাফা অর্জন
ii. জীবিকা অর্জন
iii. ব্যবসায় সম্প্রসারণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩. জনাব সাইফুল ব্যবসায় করে জীবিকা অর্জন করতে চান। তার ব্যবসায়টি দেশের প্রচলিত আইন দ্বারা- (প্রয়োগ)
i. গঠিত হতে হবে
ii. স্বীকৃত হতে হবে
iii. বৈধ হতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪. ব্যবসায়ের আইনগত দিক হলো- (অনুধাবন)
i. পুঁজি
ii. লাইসেন্স
iii. ট্রেড মার্কস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
ব্যবসায়ে আইনগত দিক
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫. কোন শিক্ষাবর্ষ থেকে ব্যবসায় উদ্যোগ কোর্সটি ব্যবসায় শিক্ষা শাখায় অন্তর্ভুক্ত করা হয়? (জ্ঞান)
✅ ১৯৯৮
[খ] ২০০০
[গ] ২০০২
[ঘ] ২০০৪
১৬. কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উদ্যোগে ব্যবসায় উদ্যোগ পাঠ্যপুস্তকটি রচিত হয়? (জ্ঞান)
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়
[খ] রাজশাহী বিশ্ববিদ্যালয়
[গ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
[ঘ] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭. কোন কারণে বইয়ের বিক্রয় আকস্মিকভাবে কমে যেতে পারে? (অনুধাবন)
[ক] বইয়ের অপর্যাপ্ততা
[খ] প্রচারের অভাব
[গ] চাহিদার অভাব
✅ নকল বইয়ের উপস্থিতি
১৮. কপিরাইট কী? (জ্ঞান)
✅ বুদ্ধিবৃত্তিক সম্পদ
[খ] খনিজ সম্পদ
[গ] ভাসমান সম্পদ
[ঘ] গৃহসম্পদ
১৯. আইনগত বিধিবিধান সম্পর্কে কাদের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক? (জ্ঞান)
[ক] ব্যবসায়ীদের
[খ] ভোক্তাদের
[গ] ক্রেতাদের
✅ ব্যবসায় উদ্যোক্তাদের
২০. কী সম্পর্কে ধারণা ব্যবসায়ের আইনগত সমস্যা থেকে রক্ষা পেতে সাহায্য করে? (জ্ঞান)
[ক] ব্যবসায়ের ধরন
[খ] ব্যবসায়ের নিয়মাবলি
[গ] ব্যবসায়ের মূলধন
✅ দেশের আইনকানুন
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১. বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো- (অনুধাবন)
i. কপিরাইট
ii. পেটেন্ট
iii. ট্রেডমার্ক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২. বুদ্ধিবৃত্তিক সম্পদকে বিবেচনা করা হয়- (অনুধাবন)
i. ব্যবসায় উদ্যোগের গবেষণার ফসল হিসেবে
ii. ব্যবসায়ের অতি মূল্যবান সম্পদ হিসেবে
iii. মালিকের সম্পত্তি হিসেবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
আনিকা বহুদিন ধরে গবেষণা করে একটি সফটওয়্যার আবিষ্কার করে। কিন্তু এর নিবন্ধন না করেই সফটওয়্যারটি ব্যবসায়িক উদ্দেশ্যে বাজারজাত করে। পরবর্তীতে বাজারে ওই সফটওয়্যারের নকল বের হলে আনিকা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
২৩. আনিকা কী করলে ক্ষতির সম্মুখীন হতো না? (প্রয়োগ)
✅ নিবন্ধন
[খ] মামলা
[গ] বাজারজাত
[ঘ] গবেষণা
২৪. আনিকার আবিষ্কারটি কী ধরনের সম্পদ হিসেবে বিবেচিত? (উচ্চতর দক্ষতা)
[ক] আর্থিক
[খ] জাতীয়
✅ বুদ্ধিবৃত্তিক
[ঘ] আইনগত
লাইসেন্স
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫. যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কী নিতে হয়? (জ্ঞান)
[ক] ধারণা
✅ অনুমোদন
[গ] শুরু করার সময়
[ঘ] পণ্য জ্ঞান
২৬. অনুমোদন বা নিবন্ধন পদ্ধতি কেমন? (অনুধাবন)
✅ বিভিন্ন রকম
[খ] একই রকম
[গ] প্রায় এক রকম
[ঘ] নিবন্ধন নি®প্রয়োজন
২৭. পৌর এলাকায় একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়? (জ্ঞান)
[ক] ইউনিয়ন পরিষদ
✅ পৌর কর্তৃপক্ষ
[গ] উপজেলা প্রশাসন
[ঘ] জেলা প্রশাসন
২৮. কামাল হাজিগঞ্জ পৌর এলাকায় একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায় শুরু করলেন। তাকে কার কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে? (প্রয়োগ)
[ক] জেলা প্রশাসক
[খ] থানা নির্বাহী কর্মকর্তা
✅ পৌর কর্তৃপক্ষ
[ঘ] জেলা পরিষদ
২৯. পৌর এলাকার বাইরে একমালিকানা ব্যবসায় গঠন করতে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়? (জ্ঞান)
[ক] বিসিক শিল্প নগরী
[খ] ইউনিয়ন পরিষদ
✅ জেলা প্রশাসন
[ঘ] পৌরসভা
৩০. মি. পিয়াল পৌর এলাকা থেকে প্রায় ১৮ কি.মি. দূরে একটি কনফেকশনারি দোকান স্থাপন করতে চায়। এজন্য তাকে কার নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে? (প্রয়োগ)
[ক] পৌর কর্তৃপক্ষ
✅ জেলা প্রশাসন
[গ] ইউনিয়ন কর্তৃপক্ষ
[ঘ] বাজার কমিটি
৩১. একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কোনটি সংগ্রহ করতে হয়? (জ্ঞান)
[ক] অনুমতিপত্র
✅ ট্রেড লাইসেন্স
[গ] আমদানি লাইসেন্স
[ঘ] রপ্তানি লাইসেন্স
৩২. নিসার একজন অল্প শিক্ষিত বেকার যুবক। তিনি একটি একমালিকানা ব্যবসায় স্থাপন করলেন। এক্ষেত্রে তাকে কোনটি সংগ্রহ করতে হবে? (প্রয়োগ)
[ক] অনুমতিপত্র
[খ] পেটেন্ট
✅ ট্রেড লাইসেন্স
[ঘ] নিবন্ধন
৩৩. বাংলাদেশে কোন ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়? (জ্ঞান)
[ক] রাষ্ট্রীয়
✅ অংশীদারি
[গ] কোম্পানি
[ঘ] সমবায়
৩৪. বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কেমন? (অনুধাবন)
[ক] আইন নিয়ন্ত্রিত
[খ] প্রয়োজন নেই
[গ] বাধ্যতামূলক
✅ বাধ্যতামূলক নয়
৩৫. মারুফ ও তারিক দুই বন্ধু। তারা একটি অংশীদারি ব্যবসায় গঠন করতে চায়। তাদের জন্য নিচের কোন কাজটি করা বাধ্যতামূলক নয়? (প্রয়োগ)
[ক] চুক্তি
✅ নিবন্ধন
[গ] পুজি সংগ্রহ
[ঘ] মূলধন
৩৬. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে চাইলে কার কাছে আবেদন করতে হবে? (জ্ঞান)
[ক] পৌর কর্তৃপক্ষের
[খ] জেলা প্রশাসনের
✅ স্থানীয় নিবন্ধকের
[ঘ] বিসিক প্রধানের
৩৭. অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্য আবেদনের সাথে নির্দিষ্ট হারে কী দিতে হয়? (জ্ঞান)
[ক] মূলধন
✅ ফি
[গ] মুনাফা
[ঘ] ঋণ
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৮. ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে- (অনুধাবন)
i. অনুমোদন নিতে হয়
ii. নিবন্ধন করতে হয়
iii. ধারণা দিতে হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৯. একমালিকানা ব্যবসায়ের ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়- (অনুধাবন)
i. পৌর এলাকার ভিতর হলে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে
ii. পৌর এলাকার বাইরে হলে জেলা প্রশাসনের কাছ থেকে
iii. পৌর এলাকার বাইরে হলে ইউনিয়ন পরিষদ থেকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও :
করিম ও রহিম দুই বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করেন। বাংলাদেশে এ ব্যবসায়টি নিবন্ধন বাধ্যতামূলক নয়। তথাপি তারা এটি নিবন্ধনের ইচ্ছা পোষণ করলেন।
৪০. করিম ও রহিমের ব্যবসায়টি কোন ধরনের? (প্রয়োগ)
✅ অংশীদারি ব্যবসায়
[খ] প্রাইভেট লি. কোম্পানি
[গ] পাবলিক লি. কোম্পানি
[ঘ] সমবায় ব্যবসায়
৪১. উদ্দীপকের ব্যবসায়টি নিবন্ধিত হলে- (উচ্চতর দক্ষতা)
i. চুক্তিজনিত অধিকার আদায়ে মামলা দায়ের করতে পারবে
ii. অসাধুতা ও প্রতারণার প্রবণতা হ্রাস করা যাবে
iii. পাওনা আদায়ে আদালতে মামলা দায়ের করতে পারবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪২. কোন আইন অনুসারে বাংলাদেশে যৌথ মূলধনী ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক? (জ্ঞান)
[ক] একমালিকানা আইন
[খ] অংশীদারি আইন
✅ কোম্পানি আইন
[ঘ] প্রচলিত আইন
৪৩. কে নিবন্ধনপত্র ইস্যু করেন? (জ্ঞান)
[ক] কোম্পানির সচিব
✅ নিবন্ধক
[গ] পৌর কর্তৃপক্ষ
[ঘ] থানা কর্তৃপক্ষ
৪৪. কারা কোম্পানি নিবন্ধনের জন্য কোম্পানি আইন অনুসারে প্রয়োজনীয় ফি ও দলিলাদি প্রদান করে আবেদন করেন? (জ্ঞান)
✅ প্রবর্তকগণ
[খ] পরিচালকগণ
[গ] শেয়ার হোল্ডারগণ
[ঘ] কর্মকর্তাগণ
৪৫. দলিলাদি ও প্রমাণপত্র পরীক্ষা-নিরীক্ষা করে কে সন্তুষ্ট হলে নিবন্ধনপত্র ইস্যু করে? (জ্ঞান)
[ক] পৌর কর্তৃপক্ষ
✅ নিবন্ধক
[গ] জেলা প্রশাসক
[ঘ] থানা কর্তৃপক্ষ
৪৬. প্রাইভেট লি. কোম্পানির নিবন্ধনের আবেদন করতে ন্যূনতম কতজন প্রবর্তকের প্রয়োজন? (জ্ঞান)
✅ দুই জন
[খ] তিন জন
[গ] চার জন
[ঘ] সাত জন
৪৭. পাবলিক লি. কোম্পানির জন্য ন্যূনতম কতজন প্রবর্তকের প্রয়োজন? (জ্ঞান)
[ক] দুই জন
[খ] পাঁচ জন
✅ সাত জন
[ঘ] দশ জন
৪৮. প্রাইভেট লি. কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? (জ্ঞান)
[ক] নিবন্ধনের জন্যে আবেদনের সাথে সাথে
[খ] প্রয়োজনীয় ফি প্রদানের সাথে সাথে
✅ নিবন্ধনপত্র প্রাপ্তির সাথে সাথে
[ঘ] কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর
৪৯. পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসায় শুরু করার জন্য কী সংগ্রহ করতে হয়? (জ্ঞান)
[ক] নিবন্ধনপত্র
[খ] ট্রেড লাইসেন্স
✅ কার্যারম্ভের অনুমতিপত্র
[ঘ] স্মারকলিপি
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫০. যৌথ মূলধনী ব্যবসায়ের- (অনুধাবন)
i. নিবন্ধন বাধ্যতামূলক
ii. নিবন্ধনে কোনো খরচ নেই
iii. নিবন্ধনে কোম্পানি আইন অনুসরণ করা হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫১. প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য প্রয়োজন- (অনুধাবন)
i. নিবন্ধনপত্র সংগ্রহ
ii. ন্যূনতম দুইজন প্রবর্তক
iii. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও :
কাজল ও হাবিব একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করেন। অপরদিকে কালাম ও তার ৬ বন্ধু মিলে আর একটি কোম্পানি গঠনের উদ্দেশ্যে নিবন্ধনের জন্য আবেদন করেন। নিবন্ধনপত্র পাওয়ার পর কাজল ও হাবিব ব্যবসায় শুরু করলেও কালাম ও তার ৬ বন্ধু ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারছেন না।
৫২. কাজল ও হাবিবের ব্যবসায়টি কোন ধরনের? (প্রয়োগ)
[ক] অংশীদারি
✅ প্রাইভেট লি. কোম্পানি
[গ] পাবলিক লি. কোম্পানি
[ঘ] সমবায়
৫৩. কালাম ও তার ৬ বন্ধুর ব্যবসায়টি কাজ শুরু করতে না পারার কারণ-
(উচ্চতর দক্ষতা)
i. এটি প্রাইভেট লি. কোম্পানি
ii. এটি পাবলিক লি. কোম্পানি
iii. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে না পারা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
ফ্রানসাইজিং
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৪. বর্তমানে কোন পদ্ধতিতে ব্যবসায় স্থাপন ও পরিচালনা জনপ্রিয় হয়ে উঠছে? (অনুধাবন)
[ক] মুনসাইজিং
✅ ফ্রানসাইজিং
[গ] সানসাইজিং
[ঘ] কোম্পানি
৫৫. খ্যাতনামা কোনো কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে কী বলে? (জ্ঞান)
[ক] পেটেন্ট
✅ ফ্রানসাইজিং
[গ] ট্রেডমার্ক
[ঘ] কপিরাইট
৫৬. পিজ্জাহাট কোন ধরনের ব্যবসায়? (জ্ঞান)
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] যৌথ মূলধনী
✅ ফ্রানসাইজিং
৫৭. ফ্রানসাইজিং ব্যবসায়ে কয়টি পক্ষ থাকে? (জ্ঞান)
✅ দুইটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৮. ফ্রানসাইজিং ব্যবসায়ের উদাহরণ- (অনুধাবন)
i. ব্যান্ড বক্স
ii. পিজ্জাহাট
iii. কেএফসি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫৯. ফ্রানসাইজিং ব্যবসায়ের পক্ষ হলো- (অনুধাবন)
i. ফ্রানসাইজর
ii. ফ্রানসাইনি
iii. ফ্রানসাইজি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
ফ্রানসাইজ চুক্তি
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬০. ফ্রানসাইজিং চুক্তিতে কয়টি বিষয় অন্তর্ভুক্ত থাকে? (অনুধাবন)
[ক] পাঁচটি
✅ সাতটি
[গ] নয়টি
[ঘ] এগারোটি
৬১. ফ্রানসাইজিং কার্য অধিকার দেওয়ার আগে কী দাবি করতে পারে? (জ্ঞান)
[ক] মূলধন
✅ ফি
[গ] বিক্রয় প্রতিনিধি
[ঘ] বিক্রয় কেন্দ্র
৬২. ফ্রানসাইজিং ব্যবসায়ের সাফল্যের মাপকাঠি কী? (জ্ঞান)
[ক] বিনিয়োগ
✅ আয়
[গ] ব্যয়
[ঘ] শ্রম
৬৩. সফল হতে হলে কোন বিষয়ে দক্ষ হতে হবে? (উচ্চতর দক্ষতা)
✅ ব্যবস্থাপনায়
[খ] মালিকানায়
[গ] মূলধন সংস্থানে
[ঘ] মুনাফা অর্জনে
৬৪. কোন দিন থেকে ফ্রানসাইজি আয় করতে পারে? (জ্ঞান)
[ক] চুক্তির পর দিন থেকে
✅ ফি প্রাপ্তির দিন থেকে
[গ] পণ্য পাওয়ার পর
[ঘ] পণ্য বিক্রির পর থেকে
৬৫. পণ্য স্বীকৃত মান ও প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাই করে কে? (জ্ঞান)
[ক] ফ্রানসাইজি
✅ ফ্রানসাইজর
[গ] বিক্রেতা
[ঘ] ভোক্তা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৬. ফ্রানসাইজিং চুক্তিতে উল্লেখ থাকে- (অনুধাবন)
i. ফ্রানসাইজি ফ্রাসাইজরের গ্রহণযোগ্য পণ্য বিক্রয় করবে
ii. ব্যবসায় ফ্রানসাইজির মানদণ্ড অনুযায়ী না হলে চুক্তিপত্র বাতিল হবে
iii. ফ্রানসাইজি অবশ্যই প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে রাজি থাকবেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬৭. ফ্রানসাইজিং-এর মাধ্যমে ব্যবসায় কারার সুবিধা হলো- (অনুধাবন)
i. ব্রান্ডের পণ্য বাজারজাতকরণ
ii. কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা
iii. যে কোনো সময়ে অর্থায়নের ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬৮. ফ্রানসাইজিং-এর অসুবিধা হলো- (অনুধাবন)
i. কঠোর মনিটরিং
ii. বেশি পরিমাণ বিনিয়োগ
iii. ব্যবসায় সংক্রান্ত পরামর্শ দেয়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৯ ও ৭০ নং প্রশ্নের উত্তর দাও :
আমেরিকার কোকাকোলা কোম্পানির কোকাকোলা পানীয়ের বাংলাদেশের পরিবেশক হচ্ছে প্রাণ গ্রুপ।
৬৯. কোকাকোলা কোম্পানিকে কী বলা হবে? (প্রয়োগ)
✅ ফ্রানসাইজার
[খ] ফ্রানসাইজি
[গ] ক্রেতা
[ঘ] মধ্যস্থ কারবারি
৭০. উভয়ের প্রধান উদ্দেশ্য কোনটি বলে তুমি মনে কর? (প্রয়োগ)
[ক] অর্থ বিনিয়োগ
[খ] ঋণ বৃদ্ধি
✅ অর্থ উপার্জন
[ঘ] সুনাম বৃদ্ধি
মেধাসম্পদ
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭১. মনন মেধা দ্বারা সৃষ্ট কাজকে কী বলে? (জ্ঞান)
[ক] সৃজনশীলতা
[খ] আবিষ্কার
[গ] উদ্ভাবন
✅ মেধাসম্পদ
৭২. শিল্প বা ব্যবসায় উদ্যোক্তার মেধাসম্পদ বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ যা উদ্যোক্তা দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে উদ্ভাবন করেছে
[খ] যা উদ্যোক্তা অন্যের কাছ থেকে নকল করেছে
[গ] যা উদ্যোক্তা স্বল্প সময়ের মধ্যে উদ্ভাবন করেছে
[ঘ] যা উদ্যোক্তার সৃজনশীলতা থেকে এসেছে
৭৩. উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডের মূলে কোনটি রয়েছে? (জ্ঞান)
✅ মেধাসম্পদ
[খ] কপিরাইট
[গ] লাইসেন্স
[ঘ] বিমা
৭৪. নিচের কোনটি মেধাসম্পদ নয়? (অনুধাবন)
[ক] পেটেন্ট
[খ] ট্রেডমার্ক
[গ] কপিরাইট
✅ যন্ত্রপাতি
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৫. মেধাসম্পদের অন্তর্ভুক্ত হচ্ছে- (অনুধাবন)
i. সাহিত্য ও শিল্পকর্ম
ii. নকশা
iii. সুনাম
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৬. উদ্যোক্তার মেধাসম্পদ- (অনুধাবন)
i. মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজ
ii. স্বল্প সময়ের প্রচেষ্টা দ্বারা অর্জিত সম্পদ
iii. পৃথিবীর অনেক অসম্ভবকে সম্ভব করে তুলেছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
পেটেন্ট
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৭. পেটেন্ট কী? (জ্ঞান)
✅ মেধাসম্পদ
[খ] মানবসম্পদ
[গ] অর্থসম্পদ
[ঘ] দৃশ্যমান সম্পদ
৭৮. কীসের মাধ্যমে আবিষ্কারককে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একচেটিয়া মালিকানা দেওয়া হয়? (অনুধাবন)
[ক] কপিরাইট
[খ] ট্রেডমার্ক
✅ পেটেন্ট
[ঘ] রেজিস্ট্রেশন
৭৯. পেটেন্টের মাধ্যমে মালিকানা প্রদানের ক্ষেত্রে কাদের মধ্যে চুক্তি হয়? (জ্ঞান)
✅ পণ্যের উদ্ভাবক ও সরকার
[খ] নিবন্ধক ও উদ্ভাবক
[গ] নিবন্ধক ও সরকার
[ঘ] নিবন্ধক ও আবিষ্কারক
৮০. পেটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে কীসের জন্য? (অনুধাবন)
✅ প্রকৃত উদ্ভাবক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়
[খ] উদ্ভাবক যাতে অধিক মুনাফা অর্জন করতে পারে
[গ] উদ্ভাবক যাতে পণ্য বিক্রয় করতে পারে
[ঘ] উদ্ভাবক যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮১. পেটেন্টের জন্য চুক্তি স্বাক্ষর করে? (অনুধাবন)
i. জনগণ
ii. সরকার
iii. আবিষ্কারক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৮২. আবিষ্কারককে পেটেন্ট প্রদানের উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি তৈরি করতে পারবে না
ii. নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না।
iii. নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি বিক্রয় করতে পারবে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৩. পেটেন্টের উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. উদ্ভাবককে একচ্ছত্র মালিকানা প্রদান
ii. বাজারে উদ্ভাবিত পণ্য বিক্রয়ের নিশ্চয়তা প্রদান
iii. অসাধু ব্যবসায়ীদের দ্বারা ক্ষতির আশঙ্কা রোধ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৪ ও ৮৫ নং প্রশ্নের উত্তর দাও :
তমাল প্লাস্টিক দিয়ে মগ, গামলা, বালতি, চেয়ার প্রভৃতি তৈরির কারখানা স্থাপন করলেন এবং এগুলো যাতে কেউ নকল করতে না পারে সে ব্যাপারেও ব্যবস্থা নিলেন।
৮৪. কেউ যাতে তমালে পণ্য নকল করতে না পারে সেজন্য তিনি কোন ধরনের ব্যবস্থা নিলেন? (প্রয়োগ)
✅ পেটেন্টের
[খ] ট্রেডমার্কের
[গ] কপিরাইটের
[ঘ] লাইসেন্সের
৮৫. তমালের উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণের প্রধান উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. অন্য কেউ যেন কোনো উপায়ে সুবিধা অর্জন করতে না পারে
ii. অন্য কেউ যেন কোনো উপায়ে বিক্রয় করতে না পারে
iii. নতুন উদ্ভাবিত পণ্য অন্য কেউ নকল করতে না পারে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
পণ্য প্রতীক-ট্রেডমার্ক, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা এবং সময়সীমা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৬. কোনো পণ্যকে অন্যের অনুরূপ হতে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে কী বলে? (জ্ঞান)
✅ ট্রেডমার্ক
[খ] সার্ভিস মার্ক
[গ] পেটেন্ট
[ঘ] কপিরাইট
৮৭. সেবার ক্ষেত্রে অন্যের অনুরূপ সেবা থেকে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে কী বলে? (জ্ঞান)
[ক] ট্রেডমার্ক
✅ সার্ভিস মার্ক
[গ] পেটেন্ট
[ঘ] কপিরাইট
৮৮. প্রতীকের মূল বিষয় কী? (জ্ঞান)
[ক] পণ্যকে চেনা
✅ পণ্যের স্বাতন্ত্র্যতা
[গ] পণ্যের সামঞ্জস্যতা
[ঘ] পণ্যের প্রচার
৮৯. মেয়াদ উত্তীর্ণের আগে আবেদন করলে ট্রেডমার্ক কয় বছরের জন্য নবায়ন করা যায়? (জ্ঞান)
[ক] ৩ বছর
[খ] ৫ বছর
[গ] ৭ বছর
✅ ১০ বছর
৯০. উপমহাদেশে কত সালে ট্রেডমার্কস আইন প্রণয়ন করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৫ সালে
✅ ১৯৪০ সালে
[গ] ১৯৩৫ সালে
[ঘ] ১৯৩০ সালে
৯১. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নবায়ন করা যায় কীভাবে? (অনুধাবন)
✅ পুনঃপুন নবায়নের মাধ্যমে অনির্দিষ্ট কাল পর্যন্ত
[খ] ৭ বছরের জন্য
[গ] শুধুমাত্র ১০ বছরের জন্য
[ঘ] ১৭ বছরের জন্য
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯২. ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সুবিধা হলো- (অনুধাবন)
i. পণ্যের মালিককে একচ্ছত্র স্বত্ব প্রদান
ii. আইনগত প্রতিকার
iii. কর অবকাশ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৩. ট্রেডমার্কের রেজিস্ট্রেশন যেসব কারণে বাতিল হতে পারে- (অনুধবান)
i. শর্ত লঙ্গিত হলে
ii. নবায়ন না করলে
iii. অভিযোগ প্রমাণিত হলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও :
মানিক ৭ বছর পূর্বে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে ব্যবসায় শুরু করেন। তবে চুক্তি মোতাবেক কাজ করা থেকে বিরত থেকেছেন।
৯৪. মানিকের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সচল রাখতে কোন পদক্ষেপটি প্রয়োজন? (প্রয়োগ)
[ক] পুনঃরেজিস্ট্রেশনের আবেদন
✅ মেয়াদ শেষ হওয়ার পূর্বে মেয়াদ বাড়ানোর আবেদন
[গ] মেয়াদ শেষের সাথে সাথে মেয়াদ বাড়ানোর আবেদন
[ঘ] মেয়াদ উত্তীর্ণের ১ বছর পর নবায়নের আবেদন
৯৫. ট্রেডমার্কটি বাতিল হবে- (উচ্চতর দক্ষতা)
i. মেয়াদ বর্ধিতের অনুমতি না নিলে
ii. চুক্তি ভঙ্গের কারণে
iii. আইনে জটিলতায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
কপিরাইট
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৬. কপিরাইট কী ধরনের গুরুত্বপূর্ণ সম্পদ? (অনুধাবন)
✅ বুদ্ধিবৃত্তিক
[খ] শক্তিভিত্তিক
[গ] জাতীয় সম্পদ
[ঘ] আইনগত সম্পদ
৯৭. বর্তমানে কম্পিউটারের কোনটি কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়? (জ্ঞান)
[ক] হার্ডওয়্যার
✅ সফটওয়্যার
[গ] হার্ডডিস্ক
[ঘ] ফ্লপিডিস্ক
৯৮. কোনো পুস্তকের এবং প্রকাশকের মধ্যে বই মুদ্রণ ও বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময়ের চুক্তি হয় একে কী বলে? (জ্ঞান)
[ক] ট্রেডমার্ক চুক্তি
[খ] পেটেন্ট চুক্তি
✅ কপিরাইট চুক্তি
[ঘ] লাইসেন্স চুক্তি
৯৯. নিচের কোনটি কপিরাইট চুক্তির মাধ্যমে বিপণন করা যায় না? (অনুধাবন)
[ক] ব্যান্ডের পণ্য
[খ] খেলার নাম
[গ] তারকাদের নাম
✅ রঙ
[ক] ১৯১১
✅ ১৯১২
[গ] ১৯১৩
[ঘ] ১৯১৪
১০১. বাংলাদেশে কোন কপিরাইট আইনটি প্রচলিত আছে? (জ্ঞান)
✅ ২০০০
[খ] ২০০১
[গ] ২০০২
[ঘ] ২০০৩
১০২. সর্বশেষ কত সালে বাংলাদেশে কপিরাইট আইন সংশোধিত হয়? (জ্ঞান)
[ক] ২০০০
[খ] ২০০১
✅ ২০০৫
[ঘ] ২০০৯
১০৩. কপিরাইট অধিকার রক্ষা না করা হলে কে ক্ষতিগ্রস্ত হয় (জ্ঞান)
[ক] সরকার
[খ] ব্যবহারকারী
[গ] রাজস্ব বোর্ড
✅ স্বত্বাধিকারী
১০৪. লেখকের জীবনকালীন ও মৃত্যুর পর কত বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে? (জ্ঞান)
[ক] ১০
[খ] ২০
[গ] ৪০
✅ ৬০
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০৫. কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়- (অনুধাবন)
i. গল্প, নাটক, প্রবন্ধ
ii. কবিতা, জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র
iii. সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্য কলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০৬. কপিরাইট আইন চুক্তিপত্রে উল্লেখ থাকে- (অনুধাবন)
i. মেয়াদ
ii. রেজিস্ট্রেশন
iii. রয়েলটির পরিমাণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৭ ও ১০৮ নং প্রশ্নের উত্তর দাও :
নরেন রায় তার কবিতা প্রকাশের জন্য ২০০৬ সালের ১ জানুয়ারি সৃজান প্রিন্টিং-এর সাথে চুক্তিবদ্ধ হন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ২০১২ সালের ১ জানুয়ারি মারা যান।
১০৭. নরেন রায় ও সৃজান প্রিন্টিং-এর মধ্যকার চুক্তিকে কোন ধরনের চুক্তি বলা হয়? (প্রয়োগ)
[ক] ব্যবসায়িক চুক্তি
[খ] ফ্রানসাইজিং চুক্তি
[গ] অংশীদারিত্বের চুক্তি
✅ কপিরাইট চুক্তি
১০৮. নরেন রায়ের কপিরাইটটি কত সাল পর্যন্ত সংরক্ষিত থাকবে? (প্রয়োগ)
[ক] ২০৬৫
[খ] ২০৬৬
[গ] ২০৭১
✅ ২০৭২
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০৯. কোনো বিশেষ পণ্য উৎপাদন ও বিপণন করতে চাইলে এবং প্রচলিত অন্য পণ্য থেকে আলাদা করতে চাইলে কী করতে হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] প্যাক করতে হয়
✅ নিবন্ধন করতে হয়
[গ] বিমা করতে হয়
[ঘ] বিজ্ঞাপন দিতে হয়
১১০. পণ্যের প্রতীক রেজিস্ট্রেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কী? (জ্ঞান)
[ক] বেসিক
[খ] বিসিক
[গ] বিটাক
✅ বিএসটিআই
১১১. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা? (জ্ঞান)
[ক] অর্থ
✅ শিল্প
[গ] সংস্থাপন
[ঘ] আইন
১১২. পণ্যের মান নিশ্চিতকরণের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের? (জ্ঞান)
✅ বিএসটিআই
[খ] বেসিক
[গ] বিসিক
[ঘ] বিটাক
১১৩. নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন না করলে বিএসটিআই কী ব্যবস্থা নেয়? (উচ্চতর দক্ষতা)
✅ নিবন্ধন বাতিল করে
[খ] সতর্ক করে দেয়
[গ] কিছুই বলে না
[ঘ] মান নিশ্চিত করার তাগিদ দেন
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৪. বিএসটিআই-এর উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. জাতীয় পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা
ii. স্থানীয় পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা
iii. আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১৫. বিএসটিআই কর্তৃপক্ষের ক্ষমতা হলো- (অনুধাবন)
i. পণ্যের মান নির্ধারণ
ii. প্রদত্ত মান চিহ্ন সাময়িকভাবে বাতিল করা
iii. প্রদত্ত মান চিহ্ন স্থায়ীভাবে বাতিল করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
বিমা ও ব্যবসায়ে বিমার প্রয়োজনীয়তা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৬. ব্যবসায়ের ক্ষতির সম্ভাবনাকে কী বলে? (জ্ঞান)
[ক] ক্ষতি
✅ ঝুঁকি
[গ] মুনাফা
[ঘ] অর্থ
১১৭. কয়টি কারণে ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হয়? (জ্ঞান)
✅ দুইটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
১১৮. কোন ঝুঁকিটিতে অমিল পরিলক্ষিত হয়? (অনুধাবন)
[ক] চুরি-ডাকাতি
[খ] অপহরণ
[গ] ছিনতাই
✅ অতিবৃষ্টিপাত
১১৯. ব্যবসায়িক ঝুঁকি কমানোর উত্তম উপায় কোনটি? (অনুধাবন)
[ক] নিবন্ধিকরণ
[খ] লাইসেন্স গ্রহণ
✅ বিমাকরণ
[ঘ] প্রতীকিকরণ
১২০. বিমা কী হিসেবে গণ্য? (জ্ঞান)
[ক] ঝুঁকি
[খ] ক্ষতি
✅ ব্যবসায়
[ঘ] চাকরি
১২১. যে চুক্তির মাধ্যমে প্রিমিয়ামের বিনিময়ে ঝুঁকি স্থানান্তর করা হয় তাকে কী বলে? (অনুধাবন)
[ক] ব্যবসায়
[খ] চাকরি
✅ বিমা
[ঘ] ঝুঁকি স্থানান্তর
১২২. বিমার কয়টি পক্ষ থাকে? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
১২৩. যে ব্যক্তি বিমা চুক্তি স্বীকৃতি দেয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] বিমাগ্রহীতা
✅ বিমাকারী
[গ] বিমা ব্যবসায়ী
[ঘ] বিমার দালাল
১২৪. যে ব্যক্তি বিমা চুক্তি সম্পাদন করে তাকে কী বলে? (জ্ঞান)
✅ বিমাগ্রহীতা
[খ] বিমাকারী
[গ] বিমার দালাল
[ঘ] বিমা ব্যবসায়ী
১২৫. বিমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] চুক্তিপত্র
✅ বিমাপত্র
[গ] বিমা চিঠি
[ঘ] আবেদনপত্র
১২৬. ঝুঁকিজনিত ক্ষতিপূরণ পাওয়ার প্রধান উপায় কী? (জ্ঞান)
[ক] ব্যাংক
[খ] ঋণ
✅ বিমা
[ঘ] প্রিমিয়াম
১২৭. বর্তমানে বাংলাদেশে কত সালের বিমা আইন চালু রয়েছে? (জ্ঞান)
[ক] ২০০৪
[খ] ২০০৮
✅ ২০১০
[ঘ] ২০১১
১২৮. একজন ব্যবসায়ীর জন্য গুরুত্বপূর্ণ কাজ কোনটি? (জ্ঞান)
[ক] প্রমিতকরণ
[খ] বিজ্ঞাপন
✅ ঝুঁকি নিরূপণ
[ঘ] মোড়কিকরণ
১২৯. পণ্য উৎপাদন ও বিক্রয়ে বহুবিদ কী বিদ্যমান? (জ্ঞান)
[ক] মুনাফা
[খ] ব্যয়
✅ ঝুঁকি
[ঘ] মূলধন
১৩০. বিমা করা থাকলে ক্ষতি হলে কে ক্ষতিপূরণ প্রদান করে? (জ্ঞান)
[ক] বিমাকারী
[খ] বিমাগ্রহীতা
✅ বিমা প্রতিষ্ঠান
[ঘ] সরকার
১৩১. বিমাকারী প্রতিষ্ঠান কীসের বিনিময়ে ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিয়ে থাকে? (অনুধাবন)
✅ প্রাপ্ত প্রিমিয়ামের বিনিময়ে
[খ] ঋণ গ্রহণের বিনিময়ে
[গ] কমিশনের বিনিময়ে
[ঘ] অগ্রিম গ্রহণের বিনিময়ে
১৩২. ব্যবসায়ের জন্য অত্যন্ত সহায়ক কী? (জ্ঞান)
✅ বিমা
[খ] ভূমি
[গ] সুদ
[ঘ] মুনাফা
১৩৩. কি না থাকলে অনেক ব্যবসায়ই প্রাথমিক অবস্থায় বন্ধ হয়ে যেত?
(উচ্চতর দক্ষতা)
[ক] যোগাযোগ
✅ বিমা
[গ] ব্যাংক
[ঘ] অর্থ
১৩৪. কোনটি বিমার ব্যবসায়িক গুরুত্ব হিসেবে বিবেচিত হয়? (জ্ঞান)
[ক] সঞ্চয় বাড়াতে সাহায্য করা
[খ] অর্থনৈতিক প্রবৃদ্ধি
✅ শিল্পের নিরাপত্তা প্রদান
[ঘ] কর্মসংস্থান বৃদ্ধি করা
১৩৫. কোন ক্ষেত্রে জীবন বিমাগ্রহীতা তার বিমাকৃত অর্থ মুনাফাসহ ফেরত পায়? (অনুধাবন)
✅ মেয়াদ উত্তীর্ণ হলে
[খ] চুক্তি বাতিল করলে
[গ] মৃত্যুতে
[ঘ] প্রিমিয়াম পরিশোধ না করলে
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩৬. ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হয় যেসব কারণে- (অনুধাবন)
i. রাজনৈতিক
ii. প্রাকৃতিক
iii. অপ্রাকৃতিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৭. ব্যবসায়ের ঝুঁকি হলো- (অনুধাবন)
i. ঝড়
ii. সাইক্লোন
iii. অপহরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩৮. ব্যবসায়ের প্রাকৃতিক ঝুঁকি হলো- (অনুধাবন)
i. বন্যা
ii. চুরি-ডাকাতি
iii. অতিবৃষ্টি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৯. বৈদেশিক ব্যবসায়ে ঝুঁকির কারণ- (অনুধাবন)
i. মূল্যপ্রাপ্তিতে অনিশ্চয়তা
ii. পণ্য প্রেরণে বিলম্ব
iii. পণ্য সংগ্রহে বিলম্ব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪০. বিমার প্রয়োজন হয়- (অনুধাবন)
i. ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য
ii. বর্তমানে সচ্ছলভাবে চলার জন্য
iii. ভবিষ্যতে সঞ্চয়ের জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪১. বিমা ব্যবসায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখে- (অনুধাবন)
i. বৈদেশিক বাণিজ্যের ঝুঁকি বহন করে এর প্রসারে সহায়তা করে
ii. প্রিমিয়ার হিসেবে প্রাপ্ত অর্থ উৎপাদন উদ্দেশ্যে বিনিয়োগ করে শিল্পায়নে সহায়তা করে
iii. প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ ঋণ হিসেবে বিতরণ করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪২. প্রত্যেক দেশেই বিমার কদর বেড়ে চলেছে। কারণ- (প্রয়োগ)
i. দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য
ii. অর্থনৈতিক উন্নয়নের জন্য
iii. শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
বিমার প্রকারভেদ
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪৩. কখন অন্যের জীবনের ওপর বিমা করা যায়? (অনুধাবন)
[ক] মুনাফার সম্ভাবনা থাকলে
[খ] চূড়ান্ত সদ্বিশ্বাস থাকলে
[গ] প্রিমিয়াম পাবার সম্ভাবনা থাকলে
✅ বিমাযোগ্য স্বার্থ থাকলে
১৪৪. বিমাগ্রহীতার মৃত্যুতে বিমাকৃত অর্থ প্রদান করে থাকে যেই বিমা চুক্তি তাকে কী বলে? (জ্ঞান)
[ক] নৌ বিমা
[খ] অগ্নি বিমা
[গ] দুর্ঘটনা বিমা
✅ জীবন বিমা
১৪৫. জীবন বিমার ক্ষেত্রে বিমাকারী বিমাগ্রহীতার আকস্মিক মৃত্যুতে বিমাকৃত টাকা কাকে পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ? (প্রয়োগ)
[ক] বিমাগ্রহীতার পিতাকে
[খ] বিমাগ্রহীতার মাতাকে
✅ বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তিকে
[ঘ] বিমাগ্রহীতার স্ত্রীকে
১৪৬. পরিবারের কর্তার জীবন বিমা করা থাকলে তার অকাল মৃত্যুতে কে ক্ষতিপূরণ পাবে? (জ্ঞান)
[ক] তার স্ত্রী
[খ] তার সন্তানেরা
✅ তার মনোনীত ব্যক্তি
[ঘ] তার পিতা
১৪৭. জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন? (অনুধাবন)
[ক] বিমাগ্রহীতা নিশ্চিতভাবে প্রিমিয়াম দেবে বলে
[খ] সুদসহ অর্থ ফেরত পাওয়া যাবে বলে
✅ বিমা দাবি পাবার নিশ্চয়তা আছে বলে
[ঘ] কিস্তি অনুসারে বৃত্তি পাওয়া নিশ্চিত বলে
১৪৮. অগ্নিজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দান করা হয় যে বিমায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] জীবন বিমা
[খ] নৌ বিমা
✅ অগ্নি বিমা
[ঘ] দুর্ঘটনা বিমা
১৪৯. যে কোনো ধরনের জাহাজ সংক্রান্ত বিমা কোন বিমার অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] জাহাজ বিমা
✅ নৌ বিমা
[গ] দুর্ঘটনা বিমা
[ঘ] শস্য বিমা
১৫০. ব্যক্তির জীবন বা সম্পত্তি বিনাশের ঝুঁকি কোন বিমার আওতার্ভুক্ত? (জ্ঞান)
[ক] জীবন বিমা
[খ] নৌ বিমা
✅ দুর্ঘটনা বিমা
[ঘ] শস্য বিমা
১৫১. ব্যবসায়ী বা সাধারণ লোক চুরি, ডাকাতি ইত্যাদি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ পাওয়ার নিমিত্তে কোন ধরনের বিমা করা হয়? (অনুধাবন)
✅ দুর্ঘটনা বিমা
[খ] ক্ষতিপূরণ বিমা
[গ] সততা বিমা
[ঘ] অপহরণ বিমা
১৫২. কোন বিমায় সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়? (প্রয়োগ)
✅ নৌ বিমা
[খ] অগ্নি বিমা
[গ] জীবন বিমা
[ঘ] দুর্ঘটনা বিমা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫৩. ক্ষতিপূরণের চুক্তি হলো- (অনুধাবন)
i. জীবন বিমা
ii. নৌ বিমা
iii. অগ্নি বিমা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৪. অগ্নি বিমা করা হয়- (অনুধাবন)
i. পণ্যের জন্য
ii. কারখানার জন্য
iii. ঘরবাড়ির জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৫. নৌ বিমা করা হয়- (অনুধাবন)
i. জলদস্যুর ঝুঁকি এড়ানোর জন্য
ii. ঝড়ঝঞ্ঝার ঝুঁকি এড়ানোর জন্য
iii. অগ্নিজনিত ঝুঁকি হ্রাস করার জন্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৬. বিমা প্রিমিয়াম বিমাকারীর লাভে পরিণত হয় যখন বিমাগ্রহীতার- (অনুধাবন)
i. মেয়াদ পূর্তি না হয়
ii. ক্ষতি না হয়
iii. মৃত্যু না ঘটে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৭ ও ১৫৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
মি. আরমান একজন গার্মেন্টস ব্যবসায়ী। তাকে নিজস্ব গুদামে প্রচুর পণ্য মজুত রাখতে হয়। তার পণ্যের নিরাপত্তার কথা ভেবে তিনি বিমা করলেন।
১৫৭. বিমা মি. আরমানের ব্যবসায়ের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? (প্রয়োগ)
[ক] অর্থ সংক্রান্ত
[খ] সময়গত
✅ ঝুঁকিগত
[ঘ] অর্থসংক্রান্ত
১৫৮. মি. আরমানের ব্যবসায়ের জন্য কোন বিমা প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
[ক] জীবন বিমা
[খ] নৌ বিমা
[গ] শস্য বিমা
✅ অগ্নি বিমা
১৫৯. বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের জন্য প্রয়োজন কোনটি?
✅ আইনগত বিধি-বিধান
[খ] বিমা
[গ] ফ্রানসাইজ চুক্তি
[ঘ] শিল্পনীতি
১৬০. কোম্পানি নিবন্ধকের ভূমিকা পালন করেন কে?
[ক] সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
✅ রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি
[গ] জেলা প্রশাসক
[ঘ] বিভাগীয় কমিশনার
১৬১. কোনটি পাওয়ার পর কোম্পানি জন্ম লাভ করে?
[ক] স্মারকলিপি
[খ] পরিমেল নিয়মাবলি
✅ নিবন্ধনপত্র
[ঘ] শেয়ারের অর্থ
১৬২. ফ্রানসাইজিং-এ নিচের কোনটি অন্তর্ভুক্ত?
[ক] ঔচঈ
[খ] চঠঈ
✅ কঋঈ
[ঘ] কঝচ
১৬৩. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
✅ তিনটি
[খ] সাতটি
[গ] নয়টি
[ঘ] এগারোটি
১৬৪. ফ্রানসাইজিং চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
✅ ফ্রানসাইজর ও ফ্রানসাইজি
[খ] ফ্রানসাইজর ও সরকার
[গ] ফ্রানসাইজি ও সরকার
[ঘ] ফ্রানসাইজি ও ক্রেতা
১৬৫. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
[ক] ব্রান্ডেড পণ্য
[খ] পণ্যের স্বীকৃত মান
✅ অর্থ উপার্জন
[ঘ] পুঁজি সরবরাহ
১৬৬. ফ্রানসাইজিং চুক্তির বলে ফ্রানসাইজর কখন চুক্তি বাতিল করতে পারে?
[ক] ফ্রানসাইজির কার্য অধিকার দেয়ার আগেই ফ্রানসাইজার ফি দাবি করলে
✅ ফ্রানসাইজরের মানদণ্ড অনুযায়ী ব্যবসায় সফল না হলে
[গ] ব্যবসায়ের এলাকা নির্ধারণ, অবকাঠামো নির্মাণ করতে না পারলে
[ঘ] ফ্রানসাইজরের প্রেরিত পণ্য অধিক মূল্যে বিক্রয় করলে
১৬৭. বাংলাদেশে কোন সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু রযেছে?
[ক] ১৯০১
✅ ১৯১১
[গ] ২০০১
[ঘ] ২০১১
১৬৮. ইউনিলিভার কোম্পানির হুইল সাবানের প্যাকেটে হুইল নামের উপরে ছোট্ট একটি ইংরেজি অক্ষর রয়েছে (R)। এটির মাধ্যমে কোম্পানিটি এর একচ্ছত্র অধিকার সংরক্ষণ করে। এখানে ছোট্ট ইংরেজি অক্ষর (R) দ্বারা কী বোঝানো হয়েছে?
[ক] ট্রেডমার্ক
✅ রেজিস্টার্ড ট্রেডমার্ক
[গ] রেজিস্ট্রেশন
[ঘ] কপিরাইট
১৬৯. অন্যের নামে বরাদ্দকৃত প্রতীক কোনো ব্যক্তি ব্যবহার করতে চাইলে কার অনুমতি প্রয়োজন?
[ক] রেজিস্টারের
[খ] প্রশাসনের
✅ রেজিস্ট্রার্ড মালিকের
[ঘ] সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
১৭০. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় কত বছরের জন্য?
[ক] পাঁচ বছর
✅ সাত বছর
[গ] নয় বছর
[ঘ] এগারো বছর
১৭১. বর্তমানে বাংলাদেশে চালু ট্রেডমার্ক আইনটি কত সালের?
[ক] ১৯৪০
[খ] ১৯৯৯
✅ ২০০৯
[ঘ] ২০১১
১৭২. নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে-
[ক] BTSI
[খ] DCCI
✅ BSTI
[ঘ] FBCCI
১৭৩. বাধ্যতামূলক সার্টিফিকেটের আওতাধীন পণ্যের তালিকা সংরক্ষণ করার দায়িত্ব কোন প্রতিষ্ঠানের?
[ক] বেসিক
✅ বিএসপিআই
[গ] বিটাক
[ঘ] বিসিক
১৭৪. কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের কারণ কী?
✅ নির্ধারিত মান অনুযায়ী পণ্য তৈরি না করা
[খ] নির্ধারিত সংখ্যার চেয়ে কম পণ্য তৈরি করা
[গ] নির্ধারিত মূল্যের কম মূল্যে পণ্য বিক্রয় করা
[ঘ] নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি পণ্য তৈরি করা
১৭৫. উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য কোন প্রতিষ্ঠান প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে?
[ক] বিটাক
✅ বিএসটিআই
[গ] বেসিক
[ঘ] বিসিক
১৭৬. কি ছাড়া ব্যবসায় হয় না?
[ক] মুনাফা
[খ] দক্ষ শ্রমিক
✅ ঝুঁকি
[ঘ] অধিক বিনিয়োগ
১৭৭. কোনটি ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে?
[ক] পরিবহন
[খ] বিজ্ঞাপন
[গ] ব্যাংকিং
✅ বিমা
১৭৮. বিমা এক প্রকার কী?
✅ ব্যবসায়
[খ] চুক্তি
[গ] ঝুঁকি
[ঘ] দলিল
১৭৯. বিমাগ্রহীতা বিমাকারীকে কী প্রদান করে?
✅ প্রিমিয়াম
[খ] সুদ
[খ] মুনাফা
[ঘ] ব্যবসায়িক মুনাফা
১৮০. বিমাকে কীসের চুক্তি বলা হয়?
[ক] মুনাফা
[খ] ক্ষতি
✅ ঝুঁকি
[ঘ] অর্থ
১৮১. কোনটি বিমা চুক্তির অপরিহার্য শর্ত?
✅ বিমাযোগ্য স্বার্থ
[খ] নিরাপত্তা
[গ] সম্পদ রক্ষা
[ঘ] সম্ভাব্য ঘটনা উল্লেখ
১৮২. বর্তমানে সর্বাধিক প্রচলিত বিমা কয়টি?
[ক] তিনটি
✅ চারটি
[গ] পাঁচটি
[ঘ] ছয়টি
১৮৩. কোন বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ নির্ণয় করা দুঃসাধ্য?
[ক] অগ্নি বিমা
[খ] শস্যবিমা
✅ জীবন বিমা
[ঘ] নৌ বিমা
১৮৪. বিমা ব্যবসায়ে সবচেয়ে জনপ্রিয় কোনটি?
✅ জীবন বিমা
[খ] নৌ বিমা
[গ] অগ্নি বিমা
[ঘ] দুর্ঘটনা বিমা
১৮৫. নৌ বিমা চুক্তির দলিলকে কী বলা হয়?
✅ নৌ বিমাপত্র
[খ] অঙ্গীকারনামা
[গ] বিশেষ বিমাপত্র
[ঘ] ভাসমান বিমাপত্র
১৮৬. ফ্রানসাইজিং-এর বৈশিষ্ট্য হলো-
i. ফ্রানসাইজি ও ফ্রানসাইজরের মধ্যে চুক্তি
ii. ব্রান্ডেড পণ্য বা সেবা
iii. ফ্রানসাইজার কর্তৃক পণ্যের স্বীকৃত মান যাচাই
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮৭. মেধাসম্পদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে-
i. মার্ক বা প্রতীক
ii. মোড়ক
iii. নাম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৮. পণ্য প্রতীকের অন্তর্ভুক্ত হলো-
i. ব্রান্ড
ii. সংখ্যা যুক্ত উপাদান
iii. মোড়ক
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৯. নৌ বিমার বিষয়বস্তুতে বিমাযোগ্য স্বার্থ থাকে-
i. পণ্য প্রেরক বা পণ্যের মালিকের প্রেরিত পণ্যের ওপর
ii. জাহাজের মালিকের জাহাজ এবং ভাড়ার ওপর
iii. বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯০. বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণে বিমা সহায়তা করে-
i. জাহাজ ভাড়া বিমা করে
ii. পণ্যদ্রব্য বিমা করে
iii. জাহাজ বিমা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেটি পড়ে ১৯১ ও ১৯২ নং প্রশ্নের উত্তর দাও :
চলচ্চিত্রকার আমজাদ হোসেন তার একটি চলচ্চিত্র প্রদর্শনের জন্য দেশের বিভিন্ন সিনেমা হলের মালিকদের সাথে একটি চুক্তি করে সিনেমা প্রদর্শন করে বেশ লাভবান হন।
১৯১. চলচ্চিত্রকার আমজাদ হোসেন কোন ধরনের চুক্তি করেন?
[ক] পেটেন্ট
[খ] ট্রেডমার্ক
✅ কপিরাইট
[ঘ] ব্যবসায়িক
১৯২. আমজাদ হোসেনের চুক্তি-
i. ব্যবসায়ে সাফল্য আনয়নে সহায়তা করে
ii. ব্যবসায়ে জনপ্রিয়তা অর্জনে সহায়তা করে
iii. অন্য কেউ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হলে প্রতিকার পেতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯৩. কপি রাইট- (অনুধাবন)
i. এক ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ
ii. নিবন্ধন না করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে
iii. চুক্তি পণ্য বাজারজাতকরণের একটি জনপ্রিয় উপায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৯৪. পণ্য প্রতীক বা সার্ভিস মার্ক- (অনুধাবন)
i. পণ্যের স্বাতন্ত্র্যতা প্রকাশ করে
ii. ফ্রানসাইজিং ব্যবসায়ে ব্যবহৃত হয়
iii. বিমা ব্যবসায়ে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৯৫. নিবন্ধন করে যেসব ব্যবসায় শুরু করতে হয়- (অনুধাবন)
i. যৌথমূলধনী
ii. ফ্রানসাইজিং
iii. অংশীদারি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯৬. চুক্তির বিষয়টি জড়িত- (অনুধাবন)
i. ফ্রানসাইজিং ব্যবসায়ে
ii. একমালিকানা ব্যবসায়ে
iii. বিমা ব্যবসায়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯৭. আরিফ একটি বৃহৎ আকারের ঝুঁকিপূর্ণ ব্যবসায় শুরু করতে চায়। এক্ষেত্রে তার প্রয়োজন হবে- (প্রয়োগ)
i. কপিরাইট নিবন্ধন করার
ii. ট্রেড লাইসেন্স সংগ্রহের
iii. বিমা চুক্তি করার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯৮. জনাব সামি একটি গার্মেন্স এর মালিক। তিনি তার ব্যবসায়ের পণ্য জাহাজে করে ক্রেতাদের নিকট পাঠান। তার ব্যবসায়িক ঝুঁকি হ্রাসের জন্য প্রয়োজন- (প্রয়োগ)
i. জীবন বিমা
ii. অগ্নি বিমা
iii. নৌ বিমা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯৯. রেজিস্ট্রেশনের মাধ্যমে যেসব সম্পদের ওপর মালিকের অধিকার প্রতিষ্ঠিত হয় তা হলো- (অনুধাবন)
i. পেটেন্ট
ii. কপিরাইট
iii. ট্রেডমার্ক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০০. আমিন একটি ফ্রানসাইজিং ব্যবসায় আরম্ভ কারতে চাচ্ছে। এজন্য তাকে- (প্রয়োগ)
i. চুক্তিবদ্ধ হতে হবে
ii. নিবন্ধন করতে হবে
iii. নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০১. ব্যবসায়ের আইনগত দিকগুলো হলো- (অনুধাবন)
i. লাইসেন্স
ii. নিবন্ধন
iii. রেজিস্ট্রেশন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০২. ব্যক্তির জীবনের সাথে সম্পর্কিত বিমা হলো- (অনুধাবন)
i. অগ্নি বিমা
ii. জীবন বিমা
iii. দুর্ঘটনা বিমা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২০৩. আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সহায়তা করে- (অনুধাবন)
i. বিমা চুক্তি
ii. কপিরাইট নিবন্ধন
iii. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেটি পড়ে ২০৪ ও ২০৫ নং প্রশ্নের উত্তর দাও :
সামির ভালো কবিতা লিখেন। তিনি নিজের লেখা একটি কবিতার বই বাজারজাত করেন। বইটির ভালো চহিদা থাকায় কিছু অসাধু লোক বইটি কপি করে বাজারজাত করে। ফলে সামির ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে আইনের শরণাপন্ন হয়েও কোনো লাভ হয়নি।
২০৪. কোন ব্যবস্থাটি গ্রহণ করলে সামির ক্ষতির সম্মুখীন হতেন না? (প্রয়োগ)
[ক] পেটেন্ট রেজিস্ট্রেশন
✅ কপিরাইট নিবন্ধন
[গ] ট্রেডমার্ক রেজিস্ট্রেশন
[ঘ] থানায় ডাইরি
২০৫. সামিরের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. ব্যবসায়ের আইনগত বিধি-বিধান না জানা
ii. কপিরাইট নিবন্ধন না করা
iii. সম্পদ সংরক্ষণের দক্ষতার অভাব
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেটি পড়ে ২০৬ ও ২০৭ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব জাহিদ একজন চাল ব্যবসায়ী। কারওয়ানবাজারে তার একটি গুদাম ঘর আছে। বাজারে আগুন লাগলে তার গুদামঘরটি পুড়ে যায়। কিন্তু বিশেষ ধরনের ব্যবস্থা গ্রহণ করা ছিল বলে তাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়নি।
২০৬. জনাব জাহিদের গৃহীত বিশেষ ব্যবস্থাটি কী ছিল? (প্রয়োগা)
✅ বিমা চুক্তি
[খ] ঋণ চুক্তি
[গ] কপিরাইট নিবন্ধন
[ঘ] ট্রেডমার্ক রেজিস্ট্রেশন
২০৭. উক্ত ব্যবস্থাটি ব্যবহার করা যায়- (উচ্চতর দক্ষতা)
i. ব্যবসায় বাণিজ্যে
ii. ব্যক্তিগত জীবনে
iii. কৃষিক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
0 Comments:
Post a Comment