৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ব্যবসায় উদ্যোগ
একাদশ অধ্যায়
Class 9-10 Business Entrepreneur Guide and SSC Exam Preparation
Bebsai Uddog mcq Chapter-11
Business Entrepreneur
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?
[ক] অর্থনৈতিক
✅ সামাজিক
[গ] রাজনৈতিক
[ঘ] পারিবারিক
২. ব্যবসায়ীকে দীর্ঘদিন ব্যবসায় টিকে থাকার জন্য প্রয়োজন-
i. অতিরিক্ত মুনাফা অর্জন
ii. পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ
iii. মানসম্মত পণ্য সরবরাহ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ফাহিম কিশোরগঞ্জের জনবহুল এলাকা আগরপুরে ‘‘তাসনিম হাইড এন্ড স্কিন’’ নামে একটি চামড়াজাত দ্রব্য তৈরির কারখানা স্থাপন করেন। এ কারখানায় বর্জ্য নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় সেগুলো জলাশয়ে গিয়ে পড়ে। তবে কারখানার নিকটেই তিনি শ্রমিকদের থাকার ব্যবস্থা করেন এবং নিয়মিত কর প্রদান করেন।
৩. নিয়মিত কর প্রদানের মাধ্যমে ফাহিম কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন?
[ক] সমাজ
✅ রাষ্ট্র
[গ] ক্রেতা
[ঘ] শ্রমিক
৪. ‘তাসনিম হাইড এন্ড স্কিন’ শিল্পটি স্থাপনের ফলে-
i. দেশের জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে
ii. এলাকার কৃষি জমির ওপর বিরূপ প্রভাব পড়বে
iii. এলাকার জলজ প্রাণীর বিলুপ্তি ঘটবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫. শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কোনটি?
[ক] আর্থিক পুঁজি
[খ] আইনগত জটিলতা
✅ পরিবেশ দূষণ
[ঘ] সামাজিক বৈষম্য
৬. সুন্দর ব্যবসায় পরিবেশ সৃষ্টিতে কোনটি করণীয়?
[ক] পাহাড় কেটে ফেলা
[খ] ব্যাপক হারে বৃক্ষ রোপণ
[গ] বিলাসবহুল গাড়ি ব্যবহার
✅ শিল্প বর্জ্য নিষ্কাশন করা
৭. ইথস (Ethos) শব্দের অর্থ কী?
✅ মানব আচরণের মানদণ্ড
[খ] অনুসরণীয় মূল্যবোধ
[গ] অনুকরণীয় জ্ঞানবোধ
[ঘ] শিক্ষকদের আদেশ নির্দেশ
৮. অসাধু ব্যবসায়ী আকাশ মাছ না পচার জন্য মাছে ফরমালিন মিশিয়েছে। আকাশের কাজটির ফলে-
i. ভোক্তার আস্থা নষ্ট করেছে
ii. পণ্যসামগ্রী প্রাপ্তি সহজতর হয়েছে
iii. মানসম্মত পণ্য সরবরাহে ব্যর্থ হয়েছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
ফাহিম অসুস্থ হওয়ায় ডাক্তার সাহেব রোগ নির্ণয়পূর্বক নির্দিষ্ট কিছু ঔষধ খাওয়ার পরামর্শ দেন। ঔষধ খেয়ে তার অসুস্থতা বেড়ে গেলে অন্য ডাক্তার সাহেবও অন্য কোম্পানির একই ঔষধ খেতে বলেন। ফলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যান।
৯. প্রথম ডাক্তার এর পরামর্শে ঔষধ খাওয়ায় ফাহিমের অসুস্থতা বেড়ে গেল কেন?
✅ ঔষধে ভেজাল ছিল
[খ] রোগ নির্ণয় ভুল ছিল
[গ] ঔষধ খেতে ভুল করেছিল
[ঘ] ডাক্তারি পরামর্শে ভুল ছিল
১০. ফাহিমের মতো জনসাধারণের প্রতি ব্যবসায়ীগণ কীভাবে দায়িত্ব পালন করতে পারে?
✅ পণ্যের গুণগত মান ঠিক রেখে
[খ] বেশি পরিমাণে পণ্য মজুদ করে
[গ] পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে
[ঘ] অন্যের জন্য কাজের সুযোগ সৃষ্টি করে
ভূমিকা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কোনটি? (জ্ঞান)
[ক] সেবা করা
✅ মুনাফা অর্জন
[গ] সম্পদ হ্রাস
[ঘ] কর্মসংস্থান সৃষ্টি
১২. সমাজ ও ব্যবসায় সম্প্রদায়ের সদস্য কে? (জ্ঞান)
[ক] নেতা
[খ] রাজনীতিবিদ
✅ উদ্যোক্তা
[ঘ] শিল্পী
১৩. ব্যবসায়ীকে কোন ধরনের দৃষ্টিভঙ্গি লালন করতে হয়? (জ্ঞান)
✅ ইতিবাচক
[খ] নেতিবাচক
[গ] প্রত্যক্ষ
[ঘ] পরোক্ষ
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪. ব্যবসায় প্রতিষ্ঠানকে মেনে চলতে হয়- (অনুধাবন)
i. নৈতিকতা
ii. সামাজিক দায়বদ্ধতা
iii. মুনাফা অর্জনের উচ্চাকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫. সমাজ ও ব্যবসায় সম্প্রদায়ের সদস্য হিসেবে ব্যবসায় উদ্যোক্তাকে লালন ও পালন করতে হয়- (অনুধাবন)
i. নৈতিকতা
ii. সামাজিক মূল্যবোধ
iii. ইতিবাচক দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
ব্যবসায় মুল্যবোধ ও নৈতিকতার ধারণা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬. মূল্যবোধ ও নৈতিকতার সম্পর্কের ধরন কীরূপ? (অনুধাবন)
[ক] বিপরীত
✅ অবিচ্ছেদ্য
[গ] সম্পর্কহীন
[ঘ] স্বতন্ত্র
১৭. মূল্যবোধ কী? (জ্ঞান)
✅ জ্ঞানবোধ
[খ] জ্ঞান
[গ] বিজ্ঞান
[ঘ] কলা
১৮. সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে কোনটিকে? (জ্ঞান)
✅ মূল্যবোধ
[খ] সম্পদ
[গ] সততা
[ঘ] সত্যবাদিতা
১৯. নৈতিক নীতিবোধ থেকে কোনটি আসে? (অনুধাবন)
✅ ভালো-মন্দের পার্থক্যের ক্ষমতা
[খ] অন্যায় শিক্ষা
[গ] মুনাফা অর্জন ক্ষমতা
[ঘ] ব্যবসায়ে উন্নতির শিক্ষা
২০. মানুষ কোনটির অভাবে ভালো-মন্দের পার্থক্য নির্ণয় করতে অপারগ হয়? (অনুধাবন)
[ক] সততা
[খ] পরিশ্রম
[গ] অধ্যয়ন
✅ মূল্যবোধ
২১. কোনটি অধর্ম থেকে ধর্মের শিক্ষা প্রদান করে? (জ্ঞান)
[ক] মূল্যবোধ
[খ] সততা
✅ নৈতিকতা
[ঘ] দেশাত্মবোধ
২২. অসত্য থেকে সত্যের শিক্ষা প্রদান করে কে? (জ্ঞান)
[ক] মূল্যবোধ
✅ নৈতিকতা
[গ] সততা
[ঘ] মিথ্যা
২৩. অন্যায় থেকে ন্যায়, অধর্ম থেকে ধর্ম, অসত্য থেকে সত্য নিরূপণের ক্ষমতা আসে কোথা থেকে? (অনুধাবন)
[ক] সামাজিক কর্মকাণ্ড থেকে
✅ নৈতিক নীতিবোধ থেকে
[গ] ধর্মীয় শিক্ষা থেকে
[ঘ] বিজ্ঞাপন থেকে
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪. ব্যবসায়িক মূল্যবোধ বলতে বোঝায়- (অনুধাবন)
i. মূল্যবান আচরণ
ii. অনুকরণীয় আচরণ
iii. ব্যবসায়ীর স্থায়ী আচরণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫. নৈতিকতাবোধ মানুষের জীবনের জন্য- (অনুধাবন)
i. ইতিবাচক
ii. মঙ্গলময়
iii. কল্যাণময়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৬. নিলুফা নৈতিক আচরণ অনুসরণ করেন। নৈতিক আচরণবিধি প্রয়োজন- (প্রয়োগ)
i. সুখী সমাজ গঠনে
ii. দেশের জনগণের জন্য
iii. প্রয়োজন নেই
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নৈতিকতা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭. নৈতিকতা শব্দটি কোন জাতীয় শব্দ? (জ্ঞান)
[ক] বাংলা
[খ] আরবি
[গ] ফারসি
✅ গ্রিক
২৮. নৈতিকতা শব্দটি কোন শব্দ থেকে এসেছে? (জ্ঞান)
[ক] ইথনিক
✅ ইথস
[গ] ইয়ুথ
[ঘ] ইয়েস
২৯. মানব আচরণের মানদণ্ড হিসেবে বিবেচিত হয় কোনটি? (জ্ঞান)
[ক] মূল্যবোধ
✅ নৈতিকতা
[গ] শিক্ষা
[ঘ] পরিশ্রম
৩০. শিক্ষার্থীর ভুল সংশোধন করা শিক্ষকের কোন কাজটির অন্তর্ভুক্ত? (উচ্চতর দক্ষতা)
[ক] মূল্যবোধ
[খ] সততা
✅ নৈতিকতা
[ঘ] মানসিকতা
৩১. শোভন ও শুভ ৯ম শ্রেণির ছাত্র। শোভন নিয়মিত স্কুলে যায়, বাড়ির কাজ করে এবং শিক্ষকের আদেশ মেনে চলে। কিন্তু শুভ শোভনের সম্পূর্ণ বিপরীত। কিসের ভিত্তিতে শুভ ও শোভনের পৃথক করা যায়? (অনুধাবন)
[ক] মূল্যবোধ
[খ] আদর্র্শ
✅ নৈতিকতা
[ঘ] গুণাবলি
৩২. নৈতিকতাবোধ কিসের পার্থক্য নির্ণয় করে? (জ্ঞান)
✅ ভালো-মন্দের
[খ] টাকা-পয়সার
[গ] সম্পদের
[ঘ] ব্যবসায়ের
৩৩. ভালো-মন্দের বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় কোনটি? (জ্ঞান)
✅ নৈতিকতা
[খ] ধর্ম শিক্ষা
[গ] সম্পদ শিক্ষা
[ঘ] আইন
৩৪. নৈতিকতার অংশ হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়? (অনুধাবন)
[ক] সত্য কথা বলা
✅ যথাযথ দায়িত্ব পালন করা
[গ] পরিশ্রম করা
[ঘ] দান-খয়রাত করা
৩৫. জনাব মেহেদী একজন কলেজ শিক্ষক। সে নিয়মিত ক্লাস নেয় না এবং ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ রাখেন না। জনাব মেহেদীয় মধ্যে কিসের অভাব রয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] মূল্যবোধের
✅ নৈতিকতার
[গ] সুনামের
[ঘ] আস্থার
ব্যবসায়ে নৈতিকতা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৬. ব্যবসায়িক কাজ সম্পাদনে দিকনির্দেশনা হিসেবে কাজ করে কোনটি? (জ্ঞান)
[ক] মূল্যবোধ
✅ নৈতিকতা
[গ] পত্রিকা
[ঘ] জ্ঞান
৩৭. ব্যবসায়িক নৈতিকতার অপর নাম কী? (জ্ঞান)
[ক] নৈতিক শক্তি
✅ নৈতিক মূল্যবোধ
[গ] সততাবোধ
[ঘ] নৈতিক স্খলন
৩৮. ব্যবসায় নৈতিকতা কোনটিকে সঠিক পথে পরিচালনা করে? (জ্ঞান)
[ক] ব্যবসায়িক উদ্দেশ্য
[খ] ব্যবসায়িক রীতিনীতি
✅ ব্যবাসায়িক আচরণ
[ঘ] ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন
৩৯. ব্যবসায় জগতে ব্যবসায়ীর আচরণকে সঠিক পথে পরিচালনা করে কোনটি? (জ্ঞান)
[ক] মূল্যবোধ
[খ] নৈতিকতা
✅ ব্যবসায় নৈতিকতা
[ঘ] সততা
৪০. ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)
[ক] মানবিক
✅ সামাজিক
[গ] ধর্মীয়
[ঘ] সাংস্কৃতিক
৪১. ব্যবসায় জন্মলাভ করার প্রধান কারণ কোনটি? (জ্ঞান)
[ক] মুনাফা অর্জন
✅ সমাজের চাহিদা পূরণ
[গ] সামাজিক দায়িত্ব পালন
[ঘ] অর্থনৈতিক অগ্রগতি
৪২. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের ব্যবধানকে বলা হয়? (অনুধাবন)
✅ মুনাফা
[খ] ব্যয়
[গ] উৎপাদন ব্যয়
[ঘ] মুখ্য ব্যয়
৪৩. ইদ্রিস মিয়া পণ্যের খরচের সাথে যৌক্তিক মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করেন। তিনি কোনটি অনুসরণ করেন? (প্রয়োগ)
[ক] মূল্যবোধ
✅ নৈতিকতা
[গ] পারিবারিক শিক্ষা
[ঘ] সরকারি আইন
৪৪. অর্জুন ক্রয়মূল্যের সাথে নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে বিক্রেতার নিকট পণ্য বিক্রয় করে। অর্জুনের ব্যবসায়ে লক্ষণীয় বিষয় কোনটি? (প্রয়োগ)
✅ ব্যবসায়িক নৈতিকতা
[খ] ব্যবসায়িক আদর্শ
[গ] ব্যবসায়িক মূল্যবোধ
[ঘ] ব্যবসায়িক মানদণ্ড
৪৫. মাকসুদ আলম একজন ব্যবসায়ী। সে সবসময় মানসম্মত পণ্য সরবরাহ করে। এটি তার কোন ধরনের বৈশিষ্ট্য? (প্রয়োগ)
[ক] দেশপ্রেম
✅ নৈতিকতা
[গ] মূল্যবোধ
[ঘ] আদর্শ
৪৬. ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকা কিসের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] ব্যবসায়িক মূল্যবোধ
✅ ব্যবসায়িক নৈতিকতা
[গ] মানবতা আইন
[ঘ] সামাজিক প্রথা
৪৭. রাজু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে। রাজুর কারণে অনেক মানুষ মারা গেছে। রাজুর কাজটির মধ্যে কোনটির অভাব রয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] মূল্যবোধের
[খ] আদর্শের
✅ নৈতিকতার
[ঘ] মনুষ্যত্ববোধের
৪৮. জয়নাল অতিরিক্ত লাভের আশায় পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করে। এটা কীসের বিরোধী? (প্রয়োগ)
[ক] ব্যবসায়িক রীতি
✅ ব্যবসায় নৈতিকতা
[গ] সামাজিক আইন
[ঘ] মানবতা আইন
৪৯. রাজন ব্যবসায়ে অর্জিত মুনাফার ওপর নির্দিষ্ট হারে কর প্রদান করে। রাজন কীভাবে ব্যবসায়ের নৈতিকতা অনুসরণ করে? (প্রয়োগ)
[ক] জনকল্যাণে অবদান রেখে
[খ] সততা বজায় রেখে
✅ ব্যবসায় আইন মেনে
[ঘ] রাজস্ব প্রদান করে
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫০. রাশেদ একজন ব্যবসায়ী। ব্যবসায়ের জন্ম হয়- (প্রয়োগ)
i. ভোক্তার চাহিদা মেটাতে
ii. দুর্নীতি করতে
iii. মুনাফা অর্জনে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫১. রশিদ একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায় পরিচালনায় যাদের স্বার্থরক্ষা করবেন- (প্রয়োগ)
i. জনগণ
ii. ব্যবসায়
iii. রাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫২. ব্যবসায়ের নৈতিকতার মধ্যে পড়ে- (অনুধাবন)
i. পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা
ii. জনকল্যাণে অবদান রাখা
iii. শিল্প আইন মেনে চলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৩. ব্যবসায় নৈতিক আচরণ প্রয়োজন- (অনুধাবন)
i. সমাজের সম্মান পেতে
ii. শ্রদ্ধা পেতে
iii. ধনী হতে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪ ও ৫৫ নং প্রশ্নের উত্তর দাও :
শাকিব ও রিয়াজ দুইজন ব্যবসায়ী। শাকিব জনগণ ও সমাজের কল্যাণ নিশ্চিত করার জন্য মানসম্মত পণ্য উৎপাদন করে এবং ন্যায্য মূল্যে তা বিক্রি করে। কিন্তু রিয়াজ পণ্য উৎপাদন ও বিক্রয়ে কোনো দিকনির্দেশনা অনুসরণ করে না।
৫৪. কীসের ভিত্তিতে শাকিব ও রিয়াজের ব্যবসায়কে পৃথক করা যায়? (প্রয়োগ)
[ক] ব্যবসায়িক মূল্যবোধ
[খ] ব্যবসায়িক আদর্শ
✅ ব্যবসায়িক নৈতিকতা
[ঘ] ব্যবসায়িক মানদণ্ড
৫৫. শাকিব ব্যবসায়ে নৈতিকতা অনুসরণ করে- (উচ্চতর দক্ষতা)
i. জনকল্যাণে অবদান রেখে
ii. সঠিকমূল্যে পণ্য বিক্রি করে
iii. মানসম্মত পণ্য উৎপাদন করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৬. বাংলাদেশে ব্যবসায় নৈতিকতার প্রয়োগ কেমন? (অনুধাবন)
[ক] সন্তোষজনক
✅ অসন্তোষজনক
[গ] সুবিধাজনক
[ঘ] ন্যায়সংগত
৫৭. দিনার নিউমার্কেটের বাজারে মরা মুরগি কেনা-বেচা করেন। তার কাজটি কিসের উদাহরণ? (প্রয়োগ)
[ক] নৈতিক কার্যকলাপ
[খ] ব্যবসায়িক কার্যকলাপ
✅ অনৈতিক কার্যকলাপ
[ঘ] মানবতা বিরোধী কাজ
৫৮. ফরমালিনযুক্ত মাছ ও ফলমূল বিক্রি করা কোন ধরনের কাজ? (জ্ঞান)
✅ অনৈতিক
[খ] অযৌক্তিক
[গ] আদর্শহীন
[ঘ] অমানবিক
৫৯. রাজিব ফরমালিনযুক্ত মাছ বিক্রি করে। তার বিক্রিত পণ্য ব্যবহারের কারণে অনেকের মৃত্যু হয়েছে। রাজিবের ব্যবসায়ে কিসের অভাব রয়েছে? (প্রয়োগ)
[ক] মূল্যবোধের
✅ নৈতিকতার
[গ] দায়বদ্ধহীনতার
[ঘ] আদর্শের
৬০. রিপন তার দোকানে নিম্নমানের পণ্য রেখে তা বিক্রি করে। রিপন কীভাবে অনৈতিক ব্যবসায়ে জড়িত? (প্রয়োগ)
[ক] ক্ষতিকর পণ্য বিক্রি করে
[খ] মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে
✅ গ্রাহকের সাথে প্রতারণা করে
[ঘ] অসৎভাবে ব্যবসায় করে
৬১. ব্যবসায়ে অনৈতিক কার্যকলাপের প্রতিক্রিয়া কেমন? (অনুধাবন)
[ক] স্বাভাবিক
✅ ভয়াবহ
[গ] সহজ
[ঘ] জটিল
৬২. মাছ, শাকসবজি ও ফলমূলে ফরমালিন দেয়ার কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাই সরকারও দ্রব্য আমদানি আইন প্রয়োগ করেছে। সরকারের এ সিদ্ধান্ত গ্রহণের কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] জীববৈচিত্র্য রক্ষা করা
✅ ভয়াবহ পরিণতি হতে রক্ষা
[গ] মানসম্মত সামগ্রী সরবরাহ
[ঘ] ব্যবসায়িক উদ্দেশ্য বজায় রাখা
৬৩. নৈতিক আচরণ বিধি অনুসরণ করতে হয় কেন? (অনুধাবন)
✅ সুন্দর সমাজ গঠনে
[খ] ধনী হতে
[গ] গরিব হতে
[ঘ] দেশ গঠনে
৬৪. ব্যবসায় উন্নতি ও সমৃদ্ধির জন্য কোন দায়িত্ব পালন অপরিহার্য? (জ্ঞান)
[ক] পারিবারিক
[খ] ব্যক্তিগত
[গ] দলীয়
✅ সামাজিক
৬৫. ব্যবসায়ে নৈতিকতার প্রয়োজনীয়তা অপরিসীম কেন? (অনুধাবন)
✅ সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য
[খ] অধিক মুনাফা অর্জনের জন্য
[গ] জনকল্যাণের জন্য
[ঘ] শিল্প আইন মেনে চলার জন্য
৬৬. ব্যবসায়িক সিদ্ধান্তসমূহ সঠিক হবে কোনটি অনুসরণ করলে? (অনুধাবন)
[ক] মূল্যবোধের নীতিমালা
✅ নৈতিকতার নীতিমালা
[গ] ধর্মীয় নীতিমালা
[ঘ] সামাজিক নীতিমালা
৬৭. ব্যবসায়ী কীভাবে আর্থিকভাবে লাভবান হলেও তার পরিণাম খারাপ হয়? (অনুধাবন)
✅ অনৈতিকভাবে
[খ] মূল্যবোধহীনভাবে
[গ] মজুদকরণের মাধ্যমে
[ঘ] মূল্যবৃদ্ধির মাধ্যমে
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৮. ব্যবসায়িক মূল্যবোধের পরিপন্থী কাজ হলো- (অনুধাবন)
i. ওজনে কম দেয়া
ii. দ্রব্যে ভেজাল দেয়া
iii. নিম্নমানের পণ্য সরবরাহ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬৯. রহিম ব্যবসায়ে নৈতিকতা প্রতিষ্ঠা করতে পারে- (প্রয়োগ)
i. মানসম্মত খাবার বিক্রি করে
ii. ফরমালিনমুক্ত খাবার বিক্রি করে
iii. ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭০. ব্যবসায় সিদ্ধান্তসমূহ সঠিক হবে যদি- (অনুধাবন)
i. ব্যবসায় নৈতিকতার নীতিমালা অনুসরণ করা হয়
ii. অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকা হয়
iii. আর্থিকভাবে লাভবান হওয়া যায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭১. ব্যবসায় নৈতিক আচরণ প্রয়োজন- (অনুধাবন)
i. ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য
ii. সামাজিক দায়িত্ব পালনের জন্য
iii. ধনী হওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭২. জনগণের সমর্থনের ওপর ব্যবসায়ের যে দিক নির্ভর করে- (অনুধাবন)
i. স্থায়িত্ব
ii. মুনাফা
iii. যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৩ ও ৭৪ নং প্রশ্নের উত্তর দাও:
রাকিব পণ্যদ্রব্যের গুণাগুণ সম্পর্কে মিথ্যা ও অতিরিক্ত কথা বলে পণ্য বিক্রি করে। তার অনৈতিকতার কারণে মানুষ তার দোকন থেকে পণ্য ক্রয় বন্ধ করে দিয়েছে। রাকিবের বন্ধু তাকে পণ্য সম্পর্কে সত্য কথা বলে পণ্য বিক্রয়ের পরামর্শ দেয়।
৭৩. রাকিবের বন্ধু রাকিবকে কী বিষয়ে পরামর্শ দেয়? (প্রয়োগ)
[ক] আদর্শ
[খ] মূল্যবোধ
✅ নৈতিকতা
[ঘ] সততা
৭৪. রাকিব বিক্রয় বৃদ্ধি করতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. সত্য কথা বলে
ii. বিজ্ঞাপন দিয়ে
iii. মানসম্মত পণ্য বিক্রি করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
ব্যবসায় সামাজিক দায়বদ্ধকতার ধারণা ও গুরুত্ব
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৫. সমাজের জন্য কল্যাণমূলক কাজকে ব্যবসায় কিসের অংশ হিসেবে গণ্য করে? (অনুধবান)
✅ সামাজিক দায়বদ্ধতা
[খ] ব্যবসায়িক আইন
[গ] নৈতিকতা
[ঘ] মূল্যবোধ
৭৬. জনি জনগণের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে তা তাদের প্রয়োজন অনুযায়ী সরবরাহ করে। জনির কাজের মধ্যে কী রয়েছে? (প্রয়োগ)
✅ সামাজিক দায়বদ্ধতা
[খ] সামাজিক উন্নয়ন
[গ] সৃজনশীলতা
[ঘ] জনহিতকরণ কাজ
৭৭. ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়? (জ্ঞান)
[ক] মুনাফা অর্জন
[খ] ভেজালরোধ
✅ মঙ্গলজনক কাজ
[ঘ] অনৈতিক কাজ
৭৮. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য ‘মুনাফা অর্জন’। এটি কোন যুগ থেকে প্রচলিত? (অনুধাবন)
✅ প্রাচীন যুগ
[খ] মধ্য যুগ
[গ] আধুনিক যুগ
[ঘ] শিল্প যুগ
৭৯. মুনাফা অর্জনের ধারণা পরিবর্তন হয়েছে কখন? (জ্ঞান)
✅ বর্তমানে
[খ] প্রাচীনকালে
[গ] মধ্যযুগে
[ঘ] অতিতকালে
৮০. ব্যবসায়ের কার্যক্রম কোনটিকে ঘিরে আবর্তিত হয়? (জ্ঞান)
[ক] পরিবার
✅ সমাজ
[গ] যন্ত্র
[ঘ] আমেরিকা
৮১. ব্যবসায়ের প্রধান কাজ কোনটি? (অনুধাবন)
[ক] বিজ্ঞাপন
[খ] অর্থসংস্থান
[গ] কর্মীসংস্থান
✅ পণ্য সরবরাহ
৮২. পণ্য বা সেবার চাহিদা নিরূপণ করা কোনটির প্রধান কাজ? (জ্ঞান)
✅ ব্যবসায়ের
[খ] দেশের
[গ] সমাজের
[ঘ] নেতার
৮৩. ব্যবসায়ের স্থায়িত্ব নির্ভর করে কোনটির ওপর? (জ্ঞান)
[ক] কর্মীর
[খ] প্রকৃতি
✅ জনসমর্থন
[ঘ] যন্ত্রপাতি
৮৪. ব্যবসায়ের মুনাফা নির্ভরশীল কীসের ওপর? (জ্ঞান)
✅ জনসমর্থন
[খ] সংস্কৃতি
[গ] ধর্ম
[ঘ] আইন
৮৫. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন কোন ধরনের দায়িত্ব? (জ্ঞান)
✅ নৈতিক
[খ] অনৈতিক
[গ] পারিবারিক
[ঘ] ব্যক্তিগত
৮৬. ডাচ্ বাংলা ব্যাংক দরিদ্র শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে। এ শিক্ষাবৃত্তি প্রদান ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব? (প্রয়োগ)
[ক] ব্যবসায়িক
[খ] জাতীয়
✅ সামাজিক
[ঘ] মানবিক
৮৭. সমাজের সৃজনশীল নাগরিক কে? (জ্ঞান)
✅ ব্যবসায়ী
[খ] রাজনীতিবিদ
[গ] রিকশাওয়ালা
[ঘ] ছাত্র
৮৮. সমাজের সচেতন নাগরিক কে? (জ্ঞান)
✅ ব্যবসায়ী
[খ] কৃষক
[গ] কুমার
[ঘ] মিস্ত্রি
৮৯. সমাজকে অনেক কিছু দেওয়ার আছে কার? (জ্ঞান)
✅ ব্যবসায়ীর
[খ] রাজনীতিবিদের
[গ] ছাত্রের
[ঘ] লাইব্রেরিয়ানের
৯০. কায়সার তার ব্যবসায়ে অর্জিত মুনাফার সাহায্যে একটি হাসপাতাল নির্মাণ করেন। কায়সারের কাজটি কিসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] উন্নয়নমূলক কাজের
✅ জনহিতকরণ কাজের
[গ] উদ্দীপনামূলক কাজের
[ঘ] সৃজনশীল কাজের
৯১. সমাজ উপকৃত হয় কীভাবে? (অনুধাবন)
✅ জনহিতকর কাজে
[খ] দেশজ কাজে
[গ] প্রাকৃতিক কাজে
[ঘ] অন্যায় কাজে
৯২. জামান একজন ব্যবসায়ী। তার চরিত্রে কোনটি খুঁজে পাওয়া যাবে? (প্রয়োগ)
✅ নৈতিকতা
[খ] মিথ্যাবাদিতা
[গ] হিংসা
[ঘ] লোভ
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৩. ব্যবসায়ের অন্যতম কাজ হলো- (অনুধাবন)
i. চাহিদা নিরূপণ
ii. পণ্য উৎপাদন
iii. পরামর্শ প্রদান
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৪. মারজুক গ্রাহকের চাহিদা অনুযায়ী প্রকৃতি প্রদত্ত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে উপযোগ সৃষ্টি করে। সে পরিবেশ দূষণ রোধ করে কার্যসম্পাদনে আগ্রহী। কারণ তার ব্যবসায়িক কার্য সম্পাদিত হয়- (প্রয়োগ)
i. সমাজকে ঘিরে
ii. সমাজের মানুষকে ঘিরে
iii. নিজ স্বার্থকে ঘিরে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৫. ব্যবসায় প্রতিষ্ঠানের জনহিতকরণ কাজের মধ্যে অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. হাসপাতাল প্রতিষ্ঠা
ii. স্কুল স্থাপন
iii. বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেটি পড়ে ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও :
তৌহিদ তার ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে। তার দোকানের ওষুধ ব্যবহার করে অনেকে মারা গেছে।
৯৬. তৌহিদ কোন ধরনের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছে? (প্রয়োগ)
✅ সামাজিক
[খ] মানসিক
[গ] আর্থিক
[ঘ] দৈহিক
৯৭. তৌহিদের মধ্যে একজন ব্যবসায়ীর গুণের অভাব রয়েছে। কারণ সে- (উচ্চতর দক্ষতা)
i. অনৈতিক কাজে লিপ্ত
ii. অসচেতন নাগরিক
iii. অধিক লাভের উদ্দেশ্যে ওষুধ বিক্রি করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৮. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করতে হয় কেন? (অনুধাবন)
[ক] মুনাফা অর্জনের জন্য
✅ মুনাফা বৃদ্ধির জন্য
[গ] সচেতনতা বৃদ্ধির জন্য
[ঘ] পণ্য বিক্রির জন্য
৯৯. বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসার যে দায়বদ্ধতা আছে তাকে কী বলে? (জ্ঞান)
✅ সামাজিক দায়বদ্ধতা
[খ] কর্তব্য
[গ] দায়িত্ব
[ঘ] মিসকিনি
১০০. ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট পক্ষ কোনটি? (জ্ঞান)
✅ রাষ্ট্র
[খ] পরিবার
[গ] শিক্ষক
[ঘ] স্ত্রী
[ক] ৩টি
✅ ৪টি
[গ] ৫টি
[ঘ] ৬টি
১০২. জনগণের স্বার্থরক্ষা করে ব্যবসায় পরিচালনা করা হোক এটি কার লক্ষ্য? (জ্ঞান)
✅ রাষ্ট্রের
[খ] সমাজের
[গ] ক্রেতার
[ঘ] ব্যবসায়ীর
১০৩. রাষ্ট্রের প্রতি ব্যবসায়ের কয়টি দায়িত্ব রয়েছে? (জ্ঞান)
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
১০৪. সুমন ব্যবসায়ে অর্জিত মুনাফার ওপর নির্দিষ্ট হারে কর প্রদান করে। সুমন কার প্রতি দায়িত্ব পালন করেছে? (প্রয়োগ)
✅ রাষ্ট্রের প্রতি
[খ] সমাজের প্রতি
[গ] ব্যবসায়ীর প্রতি
[ঘ] ক্রেতার প্রতি
১০৫. রিয়াদ উৎপাদনকারীর নিকট থেকে পণ্য ক্রয় করে তা বিভিন্ন ভাগে ভাগ করে বিক্রয় করেন। রিয়াদের এ কাজ করার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] বাজার স্থিতিশীলতা রক্ষা করা
[খ] পণ্য প্রাপ্তি সহজ করা
✅ মানসম্মত পণ্য সরবরাহ করা
[ঘ] পণ্য আকর্ষণীয় করা
১০৬. রিয়াজ এলাকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান এবং তাদেরকে বিভিন্ন সাাহায্য-সহযোগিতা করেন। রিয়াজ সাহেব কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন? (প্রয়োগ)
[ক] রাষ্ট্রের প্রতি
✅ সমাজের প্রতি
[গ] ক্রেতার প্রতি
[ঘ] কর্মচারীর প্রতি
১০৭. পণ্যের মজুদদারি না করা ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব? (জ্ঞান)
✅ সামাজিক
[খ] ব্যবসায়িক
[গ] অর্থনৈতিক
[ঘ] রাষ্ট্রীয়
১০৮. হাবিব ভবিষ্যতে পণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা জেনেও ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করেন। হাবিব কিসের প্রতি দায়িত্ব পালন করেছে? (প্রয়োগ)
[ক] রাষ্ট্রের প্রতি
✅ সমাজের প্রতি
[গ] ক্রেতার প্রতি
[ঘ] শ্রমিকদের প্রতি
১০৯. ব্যবসায়ের অপরিহার্য পক্ষ কোনটি? (জ্ঞান)
✅ ক্রেতা
[খ] বিদেশি
[গ] অন্য কোম্পানি
[ঘ] আমলা
১১০. ব্যবসায় প্রতিষ্ঠান ভোক্তাদের প্রতি কতটি দায়িত্ব পালন করে? (জ্ঞান)
[ক] দুটি
[খ] তিনটি
✅ চারটি
[ঘ] পাঁচটি
১১১. কাদের স্বার্থকে অবহেলা করে ব্যবসায় পরিচালনা করা যায় না? (জ্ঞান)
✅ শ্রমিক
[খ] রাজনীতিবিদ
[গ] কর্তৃপক্ষ
[ঘ] এতিম
১১২. আনোয়ার শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা প্রদান করে। সে সবসময় শ্রমিকদের খোঁজ খবর নেয়। এটা আনোয়ারের কোন ধরনের বৈশিষ্ট্য? (প্রয়োগ)
✅ শ্রমিক স্বার্থ মূল্যায়ন
[খ] শ্রম আইন অনুসরণ
[গ] শ্রমিকদের উন্নয়ন
[ঘ] পারস্পরিক সহযোগিতা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৩. ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট পক্ষগুলো হলো- (অনুধাবন)
i. রাষ্ট্র
ii. সমাজ
iii. ক্রেতা ও কর্মচারী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৪. সরকারের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব হলো- (অনুধাবন)
i. নিয়মিত কর প্রদান করা
ii. কর্মসংস্থান সৃষ্টি করা
iii. আইন মেনে চলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৫. সামাজিক দায়বদ্ধতা পালন নিশ্চিত করে- (অনুধাবন)
i. সামাজিক উন্নয়ন
ii. প্রতিভার বিকাশ
iii. দারিদ্র্যতা হ্রাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৬. ব্যবসায়ে মুনাফা অর্জিত হয়- (অনুধাবন)
i. শ্রমিকের প্রচেষ্টায়
ii. সরকারের প্রচেষ্টায়
iii. কর্মচারীর প্রচেষ্টায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১৭. শ্রমিকদের প্রতি ব্যবসায়ীর দায়িত্ব হলো- (অনুধাবন)
i. চাকরির নিরাপত্তা বিধান
ii. উপযুক্ত পরিবেশ সৃষ্টি
iii. প্রশিক্ষণের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৮. শ্রমিকদের প্রতি ব্যবসায়ীর দায়িত্ব হলো- (অনুধাবন)
i. চাকরির নিরাপত্তা বিধান
ii. উপযুক্ত পরিবেশ সৃষ্টি
iii. প্রশিক্ষণের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৯ ও ১২০ নং প্রশ্নের উত্তর দাও :
রাশেদ এলাকার বনাঞ্চল কেটে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরিবেশের ভারসাম্য বিবেচনা করে সে পার্শ্ববর্তী খালি জায়গায় কারখানা স্থাপন করে। এছাড়া সে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বন্যাদুর্গতদের সাহায্য করে।
১১৯. রাশেদ খালি জায়গায় কারখানা স্থাপন করে কার প্রতি দায়িত্ব পালন করেছে? (প্রয়োগ)
[ক] রাষ্ট্রের প্রতি
✅ সমাজের প্রতি
[গ] শ্রমিকদের প্রতি
[ঘ] ভোক্তার প্রতি
১২০. রাশেদ সামাজিক দায়িত্ব পালন করেছে। কারণ সে- (উচ্চতর দক্ষতা)
i. বন উজাড় থেকে বিরত রয়েছে
ii. বন্যা দুর্গতদের সাহায্য করেছে
iii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২১ ও ১২২ নং প্রশ্নের উত্তর দাও:
আকাশ ও আকমল দুইজন ব্যবসায়ী। আকাশ কর্মচারীদের নিয়মিত খোঁজখবর নেয় এবং বেতন-ভাতা প্রদান করে। ফলে তার প্রতিষ্ঠানে কোনো শ্রমিক অসন্তোষ নেই। কিন্তু আকমলের প্রতিষ্ঠানে প্রায়ই কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। কারণ সে আকাশের বিপরীত।
১২১. আকমলের প্রতিষ্ঠানে সৃষ্ট সমস্যার কারণ কী? (প্রয়োগ)
✅ শ্রমিকের প্রতি দায়বদ্ধতার অভাব
[খ] যথাযথ পরিকল্পনার অভাব
[গ] সমাজের প্রতি দায়িত্বের অভাব
[ঘ] রাষ্ট্রের প্রতি দায়িত্বের অভাব
১২২. আকাশের প্রতিষ্ঠানে শ্রমিক সন্তুষ্টির কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. নিয়মিত বেতন প্রদান
ii. নিয়মিত ভাতা প্রদান
iii. রীতি-নীতি অনুসরণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২৩. ব্যবসায়ের কোন দিকটি বহুদিন ধরে অবহেলিত হচ্ছে? (জ্ঞান)
[ক] মুনাফা অর্জন
[খ] সম্পদ বৃদ্ধি
[গ] রাজস্ব প্রদান
✅ সামাজিক দায়িত্ব
১২৪. বাংলাদেশে সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আছে কোন ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)
[ক] উৎপাদনমুখী
[খ] কৃষি
[গ] অটোমোবাইল
✅ ব্যাংকিং
১২৫. কোন কোম্পানি সাধারণ ব্যবসায় কার্যক্রমের সাথে সামাজিক দায়িত্ব পালন করছে? (অনুধাবন)
✅ মোবাইল কোম্পানি
[খ] সিডি কোম্পানি
[গ] চা কোম্পানি
[ঘ] জাহাজ কোম্পানি
১২৬. ডাচ্ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান কোন ধরনের কার্যক্রম? (উচ্চতর দক্ষতা)
[ক] মুনাফাখোরী
[খ] সাধারণ
[গ] নিয়মিত
✅ সামাজিক দায়বদ্ধতা
১২৭. বাংলাদেশে কার্যরত মোবাইল ফোন কোম্পানি কতটি? (জ্ঞান)
[ক] ৪টি
[খ] ৫টি
✅ ৬টি
[ঘ] ৭টি
১২৮. ডাচ্ বাংলা ব্যাংক দরিদ্র মেধাবী ছাত্রদের বার্ষিক ১০২ কোটি টাকা বৃত্তি প্রদান করে। এটি ডাচ্ বাংলা ব্যাংকের কোন কার্যক্রমের আওতাভুক্ত? (প্রয়োগ)
[ক] ব্যবসায়িক উদ্দেশ্য
✅ সামাজিক দায়িত্ব
[গ] ব্যবসায়িক মূল্যবোধ
[ঘ] ব্যবসায় নীতি
১২৯. বাংলালিংক মোবাইল ফোন কোম্পানি ফুটবল প্রতিভা অনুসন্ধান করে দশজন খেলোয়াড়কে ইতালির ক্লাবে খেলার সুযোগ করে দিল। কোম্পানিটি কোন দায়বদ্ধতা থেকে এ আয়োজন করলো? (প্রয়োগ)
[ক] মানবিক দায়বদ্ধতা
[খ] আইনগত দায়বদ্ধতা
✅ সামাজিক দায়বদ্ধতা
[ঘ] ব্যবাসায়িক দায়বদ্ধতা
১৩০. একটি বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠান বাংলাদেশ আইডল সেরা কণ্ঠশিল্পী বাছাই প্রতিযোগিতার আয়োজন করে। এ ধরনের আয়োজন কিসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
✅ সামাজিক দায়িত্বের
[খ] নৈতিক স্বভাবের
[গ] রাজনৈতিক দায়িত্বের
[ঘ] আইনগত দায়িত্বের
১৩১. ঢাকা ব্যাংকের তরুণ উদ্যোক্তা পুরস্কার কোনটির বিকাশে সহায়তা করে? (প্রয়োগ)
[ক] সম্পদ
[খ] ভোক্তা সন্তুষ্টি
[গ] ব্যবসায়িক জ্ঞান
✅ প্রতিভা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩২. ব্যবসায়িক উদ্দেশ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে এসেছে- (অনুধাবন)
i. ব্যাংক
ii. টেলি কমিউনিকেশন কোম্পানি
iii. বিমা কোম্পানি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৩. টেলিকমিউনিকেশন কোম্পানির প্রদত্ত পৃষ্ঠপোষকতার ক্ষেত্র হলো- (অনুধাবন)
i. দারিদ্র্যবিমোচন
ii. বৃত্তি প্রদান
iii. খেলাধুলার উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
পরিবেশ দূষণ ও ব্যবসায়
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩৪. শিল্পোন্নয়নের সবচেয়ে নেতিবাচক দিক কোনটি? (জ্ঞান)
[ক] দুর্নীতি
[খ] উচ্চ বিলাসিতা
[গ] অর্থ পাচার
✅ পরিবেশ দূষণ
১৩৫. শিল্প থেকে কোন ধরনের পদার্থ নির্গত হয়? (জ্ঞান)
[ক] কঠিন
✅ তরল
[গ] মসৃণ
[ঘ] অমসৃণ
১৩৬. শিল্প নির্গত তরল পদার্থ কোনটিকে দূষিত করছে? (জ্ঞান)
✅ নদী
[খ] খাল
[গ] সমুদ্র
[ঘ] বাতাস
১৩৭. দিদার চামড়া কারখানার মালিক। তার কারখানায় নির্গত তরল পদার্থ নদীনালায় পড়ে। এর ফলে কী দূষিত হচ্ছে? (প্রয়োগ)
[ক] বায়ু
✅ পানি
[গ] শব্দ
[ঘ] খাদ্য
১৩৮. শিল্প নির্গত তরল পদার্থগুলো কেমন? (অনুধাবন)
✅ বিষাক্ত
[খ] স্বাস্থ্যকর
[গ] সুস্বাদু
[ঘ] সাদা
১৩৯. নজরুল তার প্রতিষ্ঠানের ময়লা খোলা জায়গায় ফেলে এবং তার কারখানা থেকে কালো ধোঁয়া বের হয়। এটি কী দূষিত করছে? (প্রয়োগ)
✅ বায়ু
[খ] পানি
[গ] শব্দ
[ঘ] মাটি
১৪০. গাছ কাটা ও পাহাড় কাটার ফলে কোনটি দূষিত হয়? (জ্ঞান)
[ক] রাষ্ট্র
✅ পরিবেশ
[গ] ব্যবসায়
[ঘ] পরিবার
১৪১. এমভি জাহাজ কোম্পানি কারখানা স্থাপনে বনভূমির অনেকগুলো গাছ কেটে ফেলল। কোম্পানিটিকে কী জন্য দায়ী করা হবে? (প্রয়োগ)
[ক] নেতিবাচক অবক্ষয়
[খ] দুর্নীতি
[গ] মুনাফাখোরী
✅ পরিবেশ দূষণ
১৪২. জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে কোনটির প্রভাবে? (জ্ঞান)
[ক] পরিবেশ সংরক্ষণ
[খ] বৃক্ষরোপণ
✅ পরিবেশ দূষণ
[ঘ] মিছিল-মিটিং
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪৩. আকবর পাহাড় কেটে আবাসন স্থাপন করছে। আকবরের কাজটি- (প্রয়োগ)
i. পরিবেশ দূষিত করছে
ii. আবাসনের সুযোগ সৃষ্টি করছে
iii. জীববৈচিত্র্য ধ্বংস করছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৪. নৈতিকতা শব্দটি এসেছে কোন ভাষা থেকে?
✅ গ্রিস
[খ] জার্মান
[গ] ফরাসি
[ঘ] ল্যাটিন
১৪৫. ইথস শব্দের অর্থ কী?
[ক] খারাপ আচরণ
[খ] মানব আচরণ
✅ মানব আচরণের মানদণ্ড
[ঘ] মূল্যবোধ
১৪৬. নৈতিকতা মানুষের কিসের সাথে জড়িত?
✅ দৈনন্দিন কাজকর্মের সাথে
[খ] সুস্বাস্থ্যের সাথে
[গ] সৌন্দর্যের সাথে
[ঘ] বুদ্ধিমত্তার সাথে
১৪৭. নিচের কোনটি ব্যবসায়ের নৈতিকতা?
[ক] কৃত্রিম সংকট সৃষ্টি করা
[খ] মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি
[গ] পরিবেশ দূষণ করা
✅ সততা বজায় রাখা
১৪৮. ব্যবসায়ে মুনাফা অর্জনের সাথে সমাজের মঙ্গলময় বা কল্যাণকর কাজ করাকে কী বলে?
[ক] নৈতিকতা
✅ সামাজিক দায়বদ্ধতা
[গ] মূল্যবোধ
[ঘ] সামাজিক কল্যাণ
১৪৯. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করা কী?
[ক] কর্মী সন্তুষ্টি
[খ] মতাদর্শ
✅ নৈতিক দায়িত্ব
[ঘ] সেবাপরায়ণ
১৫০. জসিম সামাজিক দায়িত্ব হিসেবে তার ব্যবসায়ের মুনাফা দিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। জসিম কেন স্কুল প্রতিষ্ঠা করেন?
✅নৈতিক দায়িত্ব পালনে
[খ] সচেতন নাগরিক বলে
গব্যবসায়িক দায়িত্ব থাকায়
[ঘ] অবৈধ ব্যবসায়ে প্রবেশের জন্য
১৫১. মানসম্মত পণ্য ও উন্নত সেবা সরবরাহ করা ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব?
✅ সামাজিক
[খ] নৈতিক
[গ] ব্যবসায়িক
[ঘ] অর্থনৈতিক
১৫২. মানসম্মত পণ্য ও উন্নত সেবা সরবরাহ করা ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব?
✅ সামাজিক
[খ] নৈতিক
[গ] ব্যবসায়িক
[ঘ] অর্থনৈতিক
১৫৩. পরিবেশ দূষণের কারণে মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে?
কজীবনজীবিকা
[খ] স্বাস্থ্যহানি
✅জীববৈচিত্র্য
[ঘ] আবাসন তৈরি
১৫৪. শিক্ষকের নৈতিক দায়িত্ব হলো-
i. নিয়মিত পাঠ দান করা
ii. শিক্ষার্থীদের ফি মওকুফ করা
iii. শিক্ষার্থীদের ভুল সংশোধন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৫. জনগণের সমর্থনের ওপর ব্যবসায়ের-
i. স্থায়িত্ব নির্ভর করে
ii. মুনাফা নির্ভর করে
iii. ক্ষতি নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৬. ক্রেতা ও ভোক্তার প্রতি ব্যবসায়ের দায়িত্ব হলো-
i. পণ্যের বাজার স্থিতিশীল রাখা
ii. মানসম্মত পণ্য উৎপাদন করা
iii. পণ্য প্রাপ্তির সহজতর করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৭. ব্যবসায়ের সফলতা নির্ভর করে-
i. ক্রেতার আস্থার ওপর
ii. ভোক্তার আস্থার ওপর
iii. ভোক্তার সহযোগিতার ওপর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৮. শব্দ দূষণের কারণ হলো-
i. মেশিনের শব্দ
ii. জেনারেটরের শব্দ
iii. বৃষ্টির শব্দ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৯. অনিয়ন্ত্রিত শিল্পোন্নয়নের ফলাফল হলো-
i. স্বাস্থ্যহানি
ii. জীববৈচিত্র্যের ধ্বংস
iii. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬০. নৈতিকতা বিষয়টি জড়িত- (অনুধাবন)
i. দৈনন্দিন কাজ কর্মের সাথে
ii. লেখাপড়ার সাথে
iii. ব্যবসায়ের সাথে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬১. প্রতিটি ব্যবসায়ের দায়বদ্ধতা রয়েছে- (অনুধাবন)
i. রাষ্ট্রের প্রতি
ii. পরিবারের প্রতি
iii. সমাজের প্রতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬২. সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন- (অনুধাবন)
i. ব্যবসায়ের লক্ষ্য অর্জনে
ii. নৈতিক আচরণবিধি পালনে
iii. পরিবেশ দূষণ রোধে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৩. ব্যবসায়ী সায়মন মানসম্মত পণ্য সরবরাহ করেন এবং নিয়মিত কর প্রদান করেন। এসব করার মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালন করেন- (প্রয়োগ)
i. সমাজের প্রতি
ii. রাষ্ট্রের প্রতি
iii. ক্রেতা ও ভোক্তার প্রতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৪. ব্যবসায়ে মুনাফা অর্জিত হয়- (অনুধাবন)
i. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের ব্যবধানের মাধ্যমে
ii. শ্রমিক ও কর্মচারীদের প্রচেষ্টার মাধ্যমে
iii. মালিকের একক প্রচেষ্টার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৫. পরিবেশ দূষণ রক্ষায় এগিয়ে আসতে হবে- (অনুধাবন)
i. সরকারকে
ii. জনগণকে
iii. ব্যবসায়ীদের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৬. পরিবেশ দূষণ মুক্ত থাকবে- (অনুধাবন)
i. জনগণ সচেতন হলে
ii. ব্যবসায়ীরা সামাজিক দায়িত্ব পালন করলে
iii. অধিক হারে শিল্পকারখানা গড়ে তোলা বন্ধ করলে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৭. ব্যবসায় পরিচালিত হতে হবে- (অনুধাবন)
i. মুনাফা বর্জন করে
ii. নৈতিকতার সাথে
iii. সামাজিক দায়বদ্ধতার সাথে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৮. জামাল তার ওষুধের দোকানে নকল ওষুধ বিক্রয় করেন। তাই এই কাজটি- (প্রয়োগ)
i. অনৈতিক
ii. ক্রেতাদের আকৃষ্ট করবে
iii. ব্যবসায়ের সুনাম নষ্ট করবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৯. ব্যবসায়ে অনৈতিক কার্য্যাবলির ফলে - (অনুধাবন)
i. ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পাবে
ii. অসুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে
iii. জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭০. সেলিম একজন ব্যবসায়ী। তিনি যথাযথভাবে তার সামাজিক দায়িত্ব পালন করলে- (প্রয়োগ)
i. সমাজ উপকৃত হবে
ii. ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধি হবে
iii. পরিবেশ দূষণ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭১ ও ১৭২ নং প্রশ্নের উত্তর দাও:
মি. শান্ত আহা গার্মেন্টস লি.” এর স্বত্বাধিকারী। তিনি সব সময় মানসম্মত পণ্য এবং এ সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করেন। তিনি সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করে থাকেন।
১৭১. মি. শান্ত কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন? (প্রয়োগ)
✅ ক্রেতা ও ভাক্তা
[খ] শ্রমিক কর্মচারী
[গ] রাষ্ট্র
[ঘ] পরিবার
১৭২. “আহ গার্মেন্টেস লি” এর মতো কার্যক্রম পরিচালনা করে- (উচ্চতর দক্ষতা)
i. প্রাইম ব্যাংক লিমিটেড
ii. গ্রামীণ ব্যাংক লিমিটেড
iii. গ্রামীণ ফোন লিমিটেড
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭৩ ও ১৭৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব জাকির ডেমরা এলাকায় নিজ জমিতে একটি ট্যানারি শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু বিশেষ কারণ বসত এলাকার জনগণ এটি স্থাপনে বাধা দেয়।
১৭৩. শিল্পটি স্থাপনে বাধা দেওয়ার কারণ কী? (প্রয়োগ)
✅ শিল্পোন্নয়ন
[খ] পরিবেশ দূষণ
[গ] জমি দখল
[ঘ] কর্মসংস্থান
১৭৪. বিশেষ কারণটির জন্য দায়ী- (উচ্চতর দক্ষতা)
i. ব্যবসায়ের অনৈতিকতা
ii. জীব বৈচিত্র্য
iii. জনগণের অসচেতনতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment