SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৯ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
নবম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 Bangladesh and Global Studies Guide and SSC Exam Preparation
Bangladesh and Global Studies Chapter-09
Bangladesh and Global Studies
MCQ
Question and Answer pdf download

জাতিসংঘ ও বাংলাদেশ

১. বাংলাদেশ কতো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
✅ ১৯৭৪
[খ] ১৯৮০
[গ] ১৯৮৪
[ঘ] ১৯৮৬

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তাপস রায় আফ্রিকার একটি অঞ্চল থেকে তার স্ত্রীকে জানান, সেখানে যুদ্ধরত দলগুলোর মধ্যে যুদ্ধবিরতি ঘটাতে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এবং তারা সকল শ্রেণির আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

২. তাপস রায় দেশের পক্ষে যে কার্যক্রমে অংশগ্রহণ করছেন তা হলো-
i. জাতিসংঘ মিশন
ii. শান্তিরক্ষা মিশন
iii. বাংলাদেশ মিশন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩. উক্ত কার্যক্রমে বহির্বিশ্বে বাংলাদেশের কী অর্জন হয়েছে?
[ক] সামরিক কৌশল অর্জন শক্তিতে উন্নত
✅ বহির্বিশ্বে প্রভাব বিস্তার
[গ] সুশৃঙ্খল বাহিনী গঠন
[ঘ] বিশ্বশান্তি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
[ক] বেইজিং
[খ] নাইরোবি
[গ] কোপেনহেগেন
✅ মেক্সিকো

২. কোনটিকে জাতিসংঘের ‘বিতর্কসভা’ বলে অভিহিত কর হয়?
✅ অছি পরিষদ
[খ] আন্তর্জাতিক আদালত
[গ] নিরাপত্তা পরিষদ
[ঘ] সাধারণ পরিষদ

৩. তৃতীয় বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
[ক] বেইজিং
[খ] মেক্সিকো
[গ] জেনেভা
✅ নাইরোবি

৪. জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি?
[ক] ৩টি
[খ] ৪টি
✅ ৫টি
[ঘ] ৬টি

৫. বাংলাদেশ কততম সদস্য হিসেবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়?
[ক] ১৩০তম
[খ] ১৩৪তম
✅ ১৩৬তম
[ঘ] ১৩৮তম

৬. জাতিসংঘ দিবস কোনটি?
[ক] ২৪ মার্চ
[খ] ২৪ জুন
[গ] ২৪ আগস্ট
✅ ২৪ অক্টোবর

৭. “নারী চোখে বিশ্ব দেখুন”-ঘোষণাটি কততম নারী সম্মেলনে ছিল?
[ক] ১ম
[খ] ২য়
[গ] ৩য়
✅ ৪র্থ

৮. কোন দেশের ব্যস্ততম সড়কের নাম “বাংলাদেশ সড়ক”?
✅ আইভরি কোস্ট
[খ] সিয়েরালিওন
[গ] ইংল্যান্ড
[ঘ] কিউবা

৯. নারীদের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কাজ করছে কোন অঙ্গ সংস্থা?
[ক] UNDP
[খ] UNICEF
[গ] UNHCR
✅ UNIFEM

১০. ‘বিতর্ক সভা’ এর অপর নাম কী?
[ক] জাতিসংঘ সচিবালয়
[খ] অছি সচিবালয়
[গ] নিরাপত্তা পরিষদ
✅ সাধারণ পরিষদ

১১. UNICEF কি উদ্দেশ্যে বাংলাদেশে কাজ করছে?
[ক] শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে
✅ সুবিধাবঞ্চিত শিশু ও মেয়ে শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষে
[গ] বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিতকরণের জন্য
[ঘ] বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য

১২. বিশ্বশান্তি রক্ষাকারী প্রতিষ্ঠান কোনটি?
[ক] WHO
[খ] FAO
[গ] EU
✅ UNO

১৩. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো কী কী?
✅ মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন
[খ] মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জার্মানি, ফ্রান্স ও চীন
[গ] মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও চীন
[ঘ] মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, চীন ও জাপান

১৪. কোন সংস্থা আন্তর্জাতিক আদালতের বিচারক নির্বাচন করে?
✅ সাধারণ পরিষদ
[খ] সামাজিক পরিষদ
[গ] নিরাপত্তা পরিষদ
[ঘ] অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

১৫. কোন সালে নারী দিবস ঘোষিত হয়েছিল?
[ক] ১৯৭০
[খ] ১৯৭৩
✅ ১৯৭৫
[ঘ] ১৯৭৯

১৬. কোন তারিখে জাতিসংঘ দিবস উদযাপিত হয়?
✅ ২৪ অক্টোবর
[খ] ২৪ নভেম্বর
[গ] ২৪ ডিসেম্বর
[ঘ] ৩০ ডিসেম্বর

১৭. বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে কাজ করছে-
[ক] স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে
✅ পোলিও নিবারণের ক্ষেত্রে
[গ] এইডস নিবারণের জন্য
[ঘ] নারীস্বাস্থ্য নিয়ে

১৮. বাংলাদেশের নারীদের নিরাপদ শ্রম অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থাটি কাজ করছে?
[ক] ইউএনডিপি
[খ] ইউনিসেফ
[গ] ডব্লিউএইচও
✅ ইউনিফেম

১৯. আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
[ক] নিউইয়র্ক
[খ] লন্ডন
✅ হেগ
[ঘ] প্যারিস

২০. “লীগ অব নেশনস” গঠিত হয়েছিল কত সালে?
[ক] ১৯৪১
✅ ১৯২০
[গ] ১৯৩৯
[ঘ] ১৯৪৫

২১. বর্তমানে বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য?[কু. বো. ’১৫]
[ক] ১৯২
✅ ১৯৩
[গ] ১৯৪
[ঘ] ১৯৫

২২. কোন দেশের অন্যতম ব্যস্ত সড়কের নাম হয়েছে “বাংলাদেশ সড়ক”?
[ক] শ্রীলংকা
[খ] কানাডা
✅ আইভরি কোস্ট
[ঘ] সিয়েরা লিওন

২৩. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?
[ক] ১৩৫
✅ ১৩৬
[গ] ১৩৭
[ঘ] ১৩৮

২৪. ‘লীগ অব নেশনস’ ১৯২০ সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয়?
✅ ১০ জানুয়ারি
[খ] ২০ জানুয়ারি
[গ] ১০ ফেব্রুয়ারি
[ঘ] ২০ ফেব্রুয়ারি

২৫. কোন যুদ্ধের ফলে জাতিসংঘের জন্ম হয়?
[ক] প্রথম বিশ্বযুদ্ধ
[খ] ইরাক-ইরান যুদ্ধ
[গ] ভিয়েতনাম যুদ্ধ
✅ দ্বিতীয় বিশ্বযুদ্ধ

২৬. বাংলাদেশ ১৯৭৪ সালে একটি সংগঠনের ১৩৬ তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সংগঠনটির নাম কী?
[ক] ওআইসি (OIC)
[খ] ন্যাটো (NATO)
[গ] সার্ক (SAARC)
✅ ইউএন (UN)

২৭. ‘?’ স্থানে কী হবে?
[ক] আশিয়ান
[খ] সাপটা
[গ] লীগ অব নেশনস
✅ জাতিসংঘ

২৮. লীগ ও নেশনস কেন গঠন করা হয়?
[ক] নতুন রাজনীতি সৃষ্টির লক্ষ্যে
✅ বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে
[গ] বিশ্বে একটি সরকার গঠনের জন্য
[ঘ] সকল মানুষকে একত্রিত করার জন্য

২৯. জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি?
[ক] তিন
[খ] চার
✅ পাঁচ
[ঘ] ছয়

৩০. জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা কোনটি?
[ক] সাধারণ পরিষদ
[খ] অছি পরিষদ
✅ নিরাপত্তা পরিষদ
[ঘ] অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

৩১. ভেটো ক্ষমতাসম্পন্ন বৃহৎ শক্তিধর রাষ্ট্রের সংখ্যা কয়টি?
[ক] ৪
✅ ৫
[গ] ৬
[ঘ] ১৫

৩২. দুই দেশের বিবাদ মীমাংসা, সীমানা সংক্রান্ত সমস্যা নিরসন করবে জাতিসংঘের কোন সংস্থা?
[ক] সাধারণ পরিষদ
✅ আন্তর্জাতিক বিচারালয়
[গ] নিরাপত্তা পরিষদ
[ঘ] প্রশাসনিক বিভাগ

৩৩. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
✅ ১৯৭৪
[খ] ১৯৮০
[গ] ১৯৮৪
[ঘ] ১৯৮৬

৩৪. বাংলাদেশ মায়ানমার রোহিঙ্গা ইস্যুতে কোন কার্যালয় মধ্যস্থতা করছে?
[যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] UNDP
✅ UNHCR
[গ] UNICEF
[ঘ] UNIFEM

৩৫. জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনিফেম (UNIFEM) বাংলাদেশের কোন ইস্যুতে কাজ করে?
✅ নারী উন্নয়ন
[খ] শিশু শিক্ষা
[গ] নারীদের বিবাহ
[ঘ] নারীদের পারিবারিক জীবন

৩৬. বাংলাদেশে নারীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কোন সংস্থাটি?
[ক] UNICEF
[খ] FAO
✅ UNIFEM
[ঘ] ILO

৩৭. প্রথম নারী বছর ঘোষণা করা হয় কত সালে?
[ক] ১৯৭৪
✅ ১৯৭৫
[গ] ১৯৭৬
[ঘ] ১৯৭৭

৩৮. প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
✅ মেক্সিকো
[খ] কোপেনহেগেন
[গ] নাইজেরিয়া
[ঘ] বেইজিং

৩৯. কততম বিশ্ব নারী সম্মেলনের ঘোষণা ছিল নারীর চোখে বিশ্ব দেখুন?
[ক] দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন
✅ চতুর্থ বিশ্ব নারী সম্মেলন
[গ] তৃতীয় বিশ্ব নারী সম্মেলন
[ঘ] প্রথম বিশ্ব নারী সম্মেলন

৪০. সিডও সনদে কতটি ধারা আছে?[মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা ]
[ক] ১৪
[খ] ১৬
[গ] ২৩
✅ ৩০

৪১. জাতিসংঘ কত তারিখকে বিশ্ব নারীদিবস হিসেবে ঘোষণা করেছে?
[ক] ৭ মার্চ
✅ ৮ মার্চ
[গ] ৯ মার্চ
[ঘ] ১০ মার্চ

৪২. বর্তমানে বাংলাদেশের কত সৈন্য বিভিন্ন দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষার কাজ করে যাচ্ছে?
[ক] ১০,০০০ এর বেশি
[খ] ১০,৫০০ এর বেশি
✅ ১১,০০০ এর বেশি
[ঘ] ১২,০০০ এর বেশি

৪৩. কোন দেশে অন্যতম একটি ব্যস্ত সড়কের নাম বাংলাদেশ সড়ক?
[ক] ইথিওপিয়া
[খ] সিয়েরালিওন
✅ আইভরি কোস্ট
[ঘ] মালাগাছি

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৪. জাতিসংঘে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে যে কারণে-
i. বিশ্বশান্তি রক্ষায় আর্থিক অনুদান দিয়ে
ii. বিশ্বশান্তি রক্ষায় প্রশিক্ষিত বাহিনী দিয়ে
iii. বিশ্বশান্তি রক্ষায় অস্ত্র বিরতিতে ভূমিকা রেখে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৪৫. ইউনেস্কো কাজ করে-
i. বিজ্ঞান
ii. সংস্কৃতি
iii. খাদ্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. লীগ অব নেশনস সৃষ্টির মূল কারণ হলো-
i. যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন
ii. জাতিগত দ্বন্দ্ব নিরসন
iii. যুদ্ধের ধ্বংসলীলা থেকে মানুষের মুক্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৭. বিশ্বব্যাপী বাংলাদেশ পরিচিতি পেয়েছে-
i. উন্নত দেশ হিসেবে
ii. শান্তিপ্রিয় জাতি হিসেবে
iii. শান্তিপ্রতিষ্ঠার মডেল হিসেবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও :
ক একটি আন্তর্জাতিক সংস্থা যার কিছু অঙ্গ সংস্থা আছে। খ তেমনই একটি অঙ্গ সংস্থা। খ এর কার্যালয় নেদারল্যান্ডের ‘হেগ’ শহরে অবস্থিত।

৪৮. অঙ্গ অংস্থা ‘খ’ এর প্রকৃত নাম কী?
[ক] নিরাপত্তা পরিষদ
✅ আন্তর্জাতিক বিচারালয়
[গ] সাধারণ পরিষদ
[ঘ] অছি পরিষদ

৪৯. ‘খ’ একটি অঙ্গ সংস্থা-
i. যার কাজ হচ্ছে আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করা
ii. যাকে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ বলা হয়
iii. যা জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা

নিচের কোনটি সঠিক?
✅ i ও iii
[খ] i, ii ও iiiগii ও iii
[ঘ] i ও ii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব ‘H’ তার এলাকায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার জন্য একটি শান্তি সংগঠন গড়ে তোলে।

৫০. উক্ত সংগঠনটির নিচের কোন প্রতিষ্ঠানের সাথে মিল রয়েছে?
✅ জাতিসংঘ
[খ] সার্ক
[গ] এফএও
[ঘ] ইউনেস্কো

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৯

৫১. উক্ত সংগঠনটির উদ্দেশ্য-
i. শান্তি নিশ্চিত করা
ii. সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা
iii. সকল জাতির মধ্যে অর্থনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সহযোগিতা গড়ে তোলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও :
দু প্রতিবেশী ‘H’ ও ‘খ’ রাষ্ট্রের মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিরোধ দেখা দিলে ‘H’ রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থার একটি শাখায় আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে সংস্থাটি বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করে দেয়।

৫২. দু রাষ্ট্রের বিরোধ মীমাংসা করা আন্তর্জাতিক সংস্থার কোন শাখার কাজ?
[ক] সাধারণ পরিষদ
[খ] নিরাপত্তা পরিষদ
[গ] সেক্রেটারিয়েট
✅ আন্তর্জাতিক আদালত

৫৩. উক্ত শাখার কাজ হলো-
i. জাতিসংঘের সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা মীমাংসা করা
ii. জাতিসংঘের সদস্যরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তির প্রেক্ষিতে মামলা হলে তা মীমাংসা করা
iii. জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর আর্থসামাজিক অবস্থা পরিবর্তন করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii খ i ও iii
[গ] ii ও iii
[ঘ] র, রi ও ii

বাংলাদেশ ও বিশ্বপরিচয় অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৪. কোনটি ব্যতীত কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না? (জ্ঞান)
✅ মানবাধিকার
[খ] অর্থনৈতিক অধিকার
[গ] সামাজিক অধিকার
[ঘ] নৈতিক অধিকার

৫৫. প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধার অধিকারকে কী বলে? (জ্ঞান)
[ক] সামাজিক অধিকার
[খ] নৈতিক অধিকার
✅ মানবাধিকার
[ঘ] মৌলিক অধিকার

৫৬. পৃথিবীতে কয়টি বড় যুদ্ধ হয়েছে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৫৭. কোন যুদ্ধের ভয়াবহতা মানুষকে শান্তির জন্য আগ্রহী করে তোলে? (জ্ঞান)
✅ প্রথম বিশ্বযুদ্ধ
[খ] দ্বিতীয় বিশ্বযুদ্ধ
[গ] ভিয়েতনাম যুদ্ধ
[ঘ] ইরাক-ইরান যুদ্ধ

৫৮. ‘লীগ অব নেশনস’ কিরূপ প্রতিষ্ঠান ছিল? (জ্ঞান)
[ক] আঞ্চলিক
✅ আন্তর্জাতিক
[গ] জাতীয়
[ঘ] রাজনৈতিক

৫৯. পৃথিবীর ইতিহাসে কোন যুদ্ধটি সবচেয়ে কলঙ্কিত ও বিভীষিকাময় ছিল? (জ্ঞান)
[ক] প্রথম বিশ্বযুদ্ধ
✅ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
[গ] ভিয়েতনাম যুদ্ধ
[ঘ] ইরাক-ইরান যুদ্ধ

৬০. নারীর অবস্থান উন্নয়নে ‘H’ নামক প্রতিষ্ঠানের অনেক ভূমিকা রয়েছে। ‘H’ প্রতিষ্ঠানের সাথে সাদৃশ্যপূর্ণ প্রতিষ্ঠান কোনটি? (প্রয়োগ)
[ক] ওআইসি
[খ] সার্ক
[গ] ন্যাম
✅ জাতিসংঘ

💘 জাতিসংঘ সৃষ্টির পটভূমি
◈ বিশ শতকের ইতিহাসে পৃথিবী জুড়ে ঘটে গেছে- দুটি বিশ্বযুদ্ধ।
◈ প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল হলো- ১৯১৪-১৯১৯
◈ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল হলো- ১৯৩৯-১৯৪৫
◈ ‘লীগ অব নেশনস’ গড়ে ওঠে- ১৯২০ সালের ১০ জানুয়ারি।
◈ জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
◈ জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয় প্রতি বছর- ২৪ অক্টোবর তারিখে।
◈ জাতিসংঘের মূল উদ্দেশ্য- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।
◈ নিরাপত্তা পরিষদ গঠিত হয়- ৫টি স্থায়ী ও ১০৯টি অস্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে।
◈ বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা- ১৯৩টি।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬১. পৃথিবী জুড়ে দুটি বিশ্বযুদ্ধ ঘটে গেছে কোন শতাব্দীতে? (জ্ঞান)
[ক] অষ্টাদশ
[খ] ঊনবিংশ
✅ বিংশ
[ঘ] এক বিংশ

৬২. প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল কত বছর ছিল? (অনুধাবন)
[ক] ৪
✅ ৫
[গ] ৬
[ঘ] ৭

৬৩. লীগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯১৪
✅ ১৯২০
[গ] ১৯২৫
[ঘ] ১৯৩০

৬৪. প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করা হয়? (জ্ঞান)
✅ লীগ অব নেশনস
[খ] জাতিসংঘ
[গ] ওআইসি
[ঘ] ন্যাম

৬৫. শান্তির জন্য প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠানটি চূড়ান্তভাবে ব্যর্থ হয়? (জ্ঞান)
[ক] আরব লীগ
[খ] ওআইসি
[গ] ন্যাম
✅ লীগ অব নেশনস

৬৬. কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়? (জ্ঞান)
[ক] ১৯২০
✅ ১৯৩৯
[গ] ১৯৪০
[ঘ] ১৯৫০

৬৭. লীগ অব নেশনস চূড়ান্তরূপে ব্যর্থ হওয়ার ফলে কোনটি হয়? (জ্ঞান)
[ক] ইরাক-ইরান যুদ্ধ
[খ] প্রথম বিশ্বযুদ্ধ শুরু
✅ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু
[ঘ] ভিয়েতনাম যুদ্ধ শুরু

৬৮. জাতিসংঘের জন্ম হয় কোন যুদ্ধের ফলে? (জ্ঞান)
✅ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
[খ] প্রথম বিশ্বযুদ্ধ
[গ] ভিয়েতনাম যুদ্ধ
[ঘ] উপসাগরীয় যুদ্ধ

৬৯. কয়টি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত? (জ্ঞান)
✅ এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার

৭০. জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে কোন পরিষদ গঠিত? (জ্ঞান)
[ক] নিরাপত্তা
[খ] অছি
✅ সাধারণ
[ঘ] আন্তর্জাতিক বিচারালয়

৭১. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কয়টি? (জ্ঞান)
[ক] ৫
[খ] ১০
✅ ১৫
[ঘ] ২০

৭২. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কয়টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৭
[গ] ৮
✅ ১০

৭৩. কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে জাতিসংঘের কতটি সদস্য রাষ্ট্রের? (জ্ঞান)
✅ ৫
[খ] ৬
[গ] ৭
[ঘ] ৮

৭৪. ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে প্রায় সকল দেশের সমর্থন পাওয়ার পরও রাশিয়া বিরোধিতা করায় তা কার্যকর হয়নি। এ ক্ষমতাকে কী নামে আখ্যায়িত করা যায়? (প্রয়োগ)
[ক] চরম
[খ] সামরিক
✅ ভেটো
[ঘ] সার্বভৌম

৭৫. উত্তর সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে সীমানা সংক্রান্ত সমস্যা রয়েছে। সমস্যা নিরসন করবে জাতিসংঘের কোন সংস্থা? (প্রয়োগ)
✅ আন্তর্জাতিক বিচারালয়
[খ] নিরাপত্তা পরিষদ
[গ] সাধারণ পরিষদ
[ঘ] সেক্রেটারিয়েট বা প্রশাসনিক বিভাগ

৭৬. আন্তর্জাতিক বিবাদ মীমাংসার কাজ করে কোন পরিষদ? (জ্ঞান)
[ক] নিরাপত্তা পরিষদ
[খ] অছি পরিষদ
✅ আন্তর্জাতিক বিচারালয়
[ঘ] সাধারণ পরিষদ

৭৭. আন্তর্জাতিক আদালতের কার্যালয় কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] ওয়াশিংটন
[খ] নিউইয়র্ক
✅ হেগ
[ঘ] জেনেভা

৭৮. কোনটি জাতিসংঘের প্রশাসনিক বিভাগ? (জ্ঞান)
[ক] অছি পরিষদ
[খ] নিরাপত্তা পরিষদ
[গ] সাধারণ পরিষদ
✅ সেক্রেটারিয়েট

৭৯. জাতিসংঘের সদর দপ্তর কোথায়? (জ্ঞান)
[ক] ক্যালিফোর্নিয়া
[খ] লন্ডন
✅ নিউইয়র্ক
[ঘ] প্যারিস

৮০. বিশ্বের শান্তিকামী দেশ কীভাবে জাতিসংঘের সদস্য হতে পারে? (অনুধাবন)
[ক] অছি পরিষদের মাধ্যমে
[খ] প্রশাসনিক বিভাগের মাধ্যমে
[গ] ওআইসির সদস্যপদ লাভ করে
✅ জাতিসংঘ সনদের নিয়মকানুন মেনে চলার মাধ্যমে

৮১. বর্তমানে বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? (জ্ঞান)
[ক] ১৫০
[খ] ১৭৩
[গ] ১৮৫
✅ ১৯৩

৮২. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? (জ্ঞান)
[ক] ১২০
[খ] ১৩০
✅ ১৩৬
[ঘ] ১৫৬

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষ- (অনুধাবন)
i. আহত হয়
ii. নিহত হয়
iii. পঙ্গুত্ববরণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৪. যুদ্ধ ডেকে আনে মানবজাতির জন্য অবর্ণনীয়- (অনুধাবন)
i. দুঃখ
ii. কষ্ট
iii. আহাজারি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৫. মানব সভ্যতার ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল সবচেয়ে- (অনুধাবন)
i. আনন্দময় অধ্যায়
ii. কলঙ্কিত অধ্যায়
iii. বিভীষিকাময় অধ্যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র- (অনুধাবন)
i. চীন
ii. ফ্রান্স
iii. জার্মানি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাপট হলো- (অনুধাবন)
i. ‘লীগ অব নেশনস’-এর ব্যর্থতা
ii. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা
iii. ওআইসি’র ব্যর্থতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. জাতিসংঘের প্রধান অঙ্গের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. নিরাপত্তা পরিষদ
ii. অছি পরিষদ
iii. তত্ত্বাবধায়ক পরিষদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৯. জাতিসংঘের উদ্দেশ্যসমূহ হলো- (অনুধাবন)
i. সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা
ii. আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা
iii. মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯০, ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও :
মাহি ছোট চাচা আর্মি অফিসার হওয়ায় তিনি জাতিসংঘ শান্তিমিশনে আফ্রিকার ঘটনায় এক বছর কর্মরত ছিলেন। তিনি দায়িত্বকাল শেষে দেখে ফিরে আসায় মাহি তার চাচার নিকট জাতিসংঘের বিভিন্ন ছোটখাটো বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি খুব সুন্দর ভাবে মাহিকে বিষয়গুলো বুঝিয়ে দিলেন।

৯০. মাহির চাচার বর্ণনার আলোকে জাতিসংঘ গঠনের উদ্দেশ্য কী? (প্রয়োগ)
✅ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা
[খ] যুদ্ধ প্রতিরোধ করা
[গ] শুধুমাত্র আমেরিকায় শান্তি স্থাপন করা
[ঘ] খাদ্য নিরাপপত্তা নিশ্চিত

৯১. মাহির চাচা জাতিসংঘের কোন পরিষদের অধীনে সফলভাবে দায়িত্ব পালন করেন? (প্রয়োগ)
✅ নিরাপত্তা পরিষদ
[খ] অছি পরিষদ
[গ] সাধারণ পরিষদ
[ঘ] শান্তি পরিষদ

৯২. মাহির চাচার মতে, জাতিসংঘ যেসব ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে - (উচ্চতর দক্ষতা)
i. আর্ন্তাজাতিক উন্নতিতে
ii. প্রগতির ক্ষেত্রে
iii. সংহতি প্রতিষ্ঠায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা বা কার্যক্রম
◈ বাংলাদেশ হলো জাতিসংঘের- ১৩৬তম সদস্য দেশ।
◈ জাতিসংঘের ৪ জন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন- ৫ বার।
◈ জাতিসংঘের কার্যপ্রণালিতে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে- ১৯৮৪ সাল থেকে।
◈ জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন- হুমায়ুন রশীদ চৌধুরী।
◈ বাংলাদেশের সৈন্যরা প্রাণ উৎসর্গ করে কার্যকরি ভূমিকা পালন করছে- শান্তিরক্ষা মিশন পরিচালনায়।
◈ ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে ইউএনডিপি মিলেনিয়াম লক্ষমাত্রা- ৮টি।
◈ বাংলাদেশের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে কাজ করছে- ইউনেস্কো।
◈ আন্তর্জাতিক মানবাধিকারের সর্বজনীন ঘোষণা পত্র জারি হয়- ১৯৪৮ সালে।
◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্ষিপ্ত ইংরেজি রূপ হলো- WHO।
◈ বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে- UNFPA.

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৩. বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কোন সংস্থা কাজ করেছে? (জ্ঞান)
[ক] কমনওয়েলথ
[খ] আসিয়ান
✅ জাতিসংঘ
[ঘ] ওআইসি

৯৪. জাতিসংঘের কতজন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন? (জ্ঞান)
✅ ৪
[খ] ৫
[গ] ৬
[ঘ] ৭

৯৫. জাতিসংঘের মহাসচিব কতবার বাংলাদেশ সফর করে গেছেন? (জ্ঞান)
[ক] ৬
✅ ৫
[গ] ৪
[ঘ] ৩

৯৬. জাতিসংঘের কার্য্যাবলিতে বাংলা ভাষার ব্যবহার শুরু হয় কত সাল থেকে? (জ্ঞান)
[ক] ১৯৮০
✅ ১৯৮৪
[গ] ১৯৮৮
[ঘ] ১৯৯০

৯৭. ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন? (জ্ঞান)
[ক] পাট
[খ] স্বরাষ্ট্র
✅ পররাষ্ট্র
[ঘ] আইন

৯৮. জাতিসংঘের কততম অধিবেশনে হুমায়ুন রশীদ চৌধুরী সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন? (জ্ঞান)
✅ ৪১তম
[খ] ৪২তম
[গ] ৪৩তম
[ঘ] ৪৪তম

৯৯. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে সংক্ষেপে কী বলা হয়? (জ্ঞান)
[ক] ইউনিসেফ
✅ ইউএনডিপি
[গ] ইউনেস্কো
[ঘ] এফএও

১০০. কোনটি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে? (জ্ঞান)
✅ ইউএনডিপি
[খ] ইউনিসেফ
[গ] ইউনেস্কো
[ঘ] এফএও

১০১. ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে UNDP মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা কতটি? (জ্ঞান)
✅ ৮
[খ] ৯
[গ] ১০
[ঘ] ১১

১০২. ইউনিসেফ দ্বারা কোনটিকে বোঝানো হয়? (জ্ঞান)
[ক] জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
[খ] বিশ্বস্বাস্থ্য সংস্থা
✅ জাতিসংঘ শিশু তহবিল
[ঘ] জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল

১০৩. দেশের সুবিধাবঞ্চিত শিশু ও মেয়ে শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছে কোন সংস্থা? (জ্ঞান)
[ক] ইউনিফেম
[খ] ইউএনডিপি
✅ ইউনিসেফ
[ঘ] এফএও

১০৪. বাংলাদেশের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের কোন সংস্থাটি কাজ করছে? (জ্ঞান)
✅ ইউনেস্কো
[খ] ইউনিসেফ
[গ] এফ এ ও
[ঘ] ইউনিফেম

১০৫. বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার জন্য জাতিসংঘের কোন সংস্থা কাজ করছে? (জ্ঞান)
[ক] ইউনিসেফ
[খ] ইউএনডিপি
[গ] ইউনিফেম
✅ এফএও

১০৬. বিশ্বস্বাস্থ্য সংস্থার সংক্ষিপ্ত রূপ কী? (জ্ঞান)
[ক] UNHCR
[খ] UNDP
[গ] UNICEF
✅ WHO

১০৭. বাংলাদেশের পোলিও নিবারণের জন্য শিশুদেরকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছে কোন সংস্থা? (জ্ঞান)
✅ ডব্লিউএইচও
[খ] ইউএনএইচসিআর
[গ] ইউনিফেম
[ঘ] ইউনিসেফ

১০৮. উদ্বাস্তুবিষয়ক জাতিসংঘ হাইকমিশনারের কার্যালয়ের সংক্ষিপ্ত রূপ কী? (জ্ঞান)
[ক] ইউনিসেফ
[খ] ডব্লিউএইচও
✅ ইউএনএইচসিআর
[ঘ] ইউনিফেম

১০৯. বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে জাতিসংঘের কোন সংস্থাটি কাজ করছে? (অনুধাবন)
[ক] ডব্লিউ এইচ ও
[খ] এফ এ ও
[গ] ইউনিফেম
✅ ইউএনএফপিএ

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১০. জাতিসংঘ ঘোষিত নীতি অনুসরণ করে বাংলাদেশ সফল হয়েছে- (অনুধাবন)
i. ভারতের সঙ্গে দীর্ঘ গঙ্গার পানি বণ্টন সমস্যা সমাধানে
ii. ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে
iii. পার্বত্য চট্টগ্রাম সমস্যার সুষ্ঠু সমাধানে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১১. জাতিসংঘের বিশেষ সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. ইউনিসেফ বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন করে
ii. ‘WHO’ স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে
iii. ‘FAO’ খাদ্য ও কৃষির উন্নয়নে কাজ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১২. সিডর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিশ্ব খাদ্যসংস্থা যেসব ক্ষেত্রে সহায়তা দিতে পারে- (প্রয়োগ)
i. খাদ্যদ্রব্য সরবরাহ
ii. ক্ষতিগ্রস্ত চাষিদের কৃষি সহায়তা
iii. ক্ষতিগ্রস্ত এলাকায় টিকাদান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৩. ফাও-এর বিশ্লেষিত রূপ হলো জাতিসংঘের- (অনুধাবন)
i. খাদ্য সংস্থা
ii. স্বাস্থ্য সংস্থা
iii. কৃষি সংস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৪. ইউএনএইচসিআর বাংলাদেশে অবদান রেখেছে- (অনুধাবন)
i. শরণার্থীদের কর্মসংস্থানে
ii. বিশাল শরণার্থী পালনের খরচে
iii. বিহারি জনগোষ্ঠীর আবাসনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৫ ও ১১৬ নং প্রশ্নের উত্তর দাও :
ইভান গত বছর একটি আন্তর্জাতিক সংস্থায় যোগদান করেছেন। সম্প্রতি তিনি আফগানিস্তানে বদলি হয়েছেন। স্বাস্থ্যসম্পর্কিত বিভিন্ন পরিচালনা করছেন।

১১৫. অনুচ্ছেদে উল্লিখিত সংস্থাটির নাম কী? (প্রয়োগ)
[ক] ইউনিসেফ (UNICEF)
[খ] এফএও (FAO)
[খ] ইউনিফেম (UNIFEM)
[ঘ] ডব্লিউএইচও (WHO)

১১৬. উক্ত সংস্থাটির কাজ হলো - (উচ্চতর দক্ষতা) [ব. বো. ’ ১৫]
i. রোগ প্রতিরোধক র্কমসূচি পালন
ii. শিশু শ্রম বন্ধ করা
iii. পুষ্টিহীনতা দূর করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা
◈ মানবপাচার ও পতিতাবৃত্তি অবসানের জন্য জাতিসংঘ সনদ অনুমোদন হয়- ১৯৪৯ সাল।
◈ বিবাহিত নারীর জাতীয়তা সংরক্ষণ ও পরিবর্তন সংক্রান্ত অনুমোদন- ১৯৫৭ সাল।
◈ বিয়ের ন্যূনতম বয়স ও রেজিস্ট্রেশন ফরম সনদ- ১৯৬২ সাল।
◈ মেক্সিকোতে প্রথম বিশ্বনারী সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৭৫ সালে।
◈ কোপেনহেগেনে দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৮০ সালে।
◈ ১৯৮১ সালে কার্যকর করা হয়- সিডও সনদ।
◈ বেইজিং প্লাসফাইভ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২০০০ সালে।
◈ সিডও সনদ সমর্থন করছে- বাংলাদেশসহ মোট ১৩২টি দেশ।
◈ নারীর অধিকারের পূর্ণাঙ্গ দলিল হলো- সিডও সনদ।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৭. কত সালে জাতিসংঘ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র দেয়? (জ্ঞান)
[ক] ১৯৪২
✅ ১৯৪৮
[গ] ১৯৫০
[ঘ] ১৯৬০

১১৮. কত সালে মানব পাচার দমন ও পতিতাবৃত্তি অবসানের জন্য জাতিসংঘ সনদ অনুমোদন করে? (জ্ঞান)
[ক] ১৯৪৫
[খ] ১৯৪৭
✅ ১৯৪৯
[ঘ] ১৯৫১

১১৯. জাতিসংঘে নারীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার স্বীকৃত হয় কত সালে? (জ্ঞান)
✅ ১৯৫২
[খ] ১৯৫৪
[গ] ১৯৫৭
[ঘ] ১৯৬০

১২০. জাতিসংঘে বিয়ের ন্যূনতম বয়স ও রেজিস্ট্রেশন ফরম সনদ কত সালে অনুমোদিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৫২
[খ] ১৯৫৭
[গ] ১৯৬০
✅ ১৯৬২

১২১. ১৯৭৬-১৯৮৫ সালকে কী ঘোষণা করা হয়? (জ্ঞান)
[ক] যুবক দশক
[খ] বৃদ্ধ দশক
[গ] শিশু দশক
✅ নারীদশক

১২২. নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ কী নামে পরিচিত? (জ্ঞান)
[ক] ইউনিফেম
[খ] ইউনিসেফ
✅ সিডও
[ঘ] ডব্লিউএইচও

১২৩. কোপেনহেগেনে কততম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

১২৪. তৃতীয় বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] হেগে
✅ নাইরোবিতে
[গ] মেক্সিকোতে
[ঘ] টোকিওতে

১২৫. পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নারীর ভূমিকার স্বীকৃতি পায় যে সম্মেলনে সেটি কোথায় অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ রিওডি জেনেরোতে
[খ] ভিয়েনায়
[গ] বেইজিংয়ে
[ঘ] কোপেনহেগেন

১২৬. কোন সম্মেলনে নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দান করা হয়? (জ্ঞান)
[ক] দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলনে
✅ অস্ট্রিয়ার ভিয়েনার সম্মেলনে
[গ] বেইজিং প্লাস ফাইভ সম্মেলনে
[ঘ] চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে

১২৭. ১৯৯৫ সালে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ বেইজিংয়ে
[খ] লন্ডনে
[গ] বার্লিনে
[ঘ] জুরিখে

১২৮. “ক” নামক শহরে ১৯৯৫ সালে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন হয়। ‘H’ শহরের সাথে সাদৃশ্যপূর্ণ শহর কোনটি? (প্রয়োগ)
✅ বেইজিং
[খ] মেক্সিকো
[গ] কোপেনহেগেন
[ঘ] লন্ডন

১২৯. কোন সম্মেলনে বেইজিং কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়? (জ্ঞান)
[ক] ১ম বিশ্ব নারী সম্মেলনে
[খ] ২য় বিশ্ব নারী সম্মেলনে
[গ] ৩য় বিশ্ব নারী সম্মেলনে
✅ ৪র্থ বিশ্ব নারী সম্মেলনে

১৩০. বেইজিং প্লাস ফাইভ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৯৩
[খ] ১৯৯৭
✅ ২০০০
[ঘ] ২০০৫

১৩১. বেইজিং প্লাস টেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] বেইজিংয়ে
[খ] রিওডি জেনেরোতে
✅ নিউইয়র্কে
[ঘ] মেক্সিকোতে

১৩২. সিডও সনদ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়? (জ্ঞান)
[ক] ১৯৮০
✅ ১৯৭৯
[গ] ১৯৭৮
[ঘ] ১৯৭৭

১৩৩. ১৯৮১ সালে কতটি দেশ সমর্থন করার পর সিডও সনদ কার্যকর হয়? (জ্ঞান)
[ক] ১২
[খ] ১৬
✅ ২০
[ঘ] ২২

১৩৪. বাংলাদেশসহ মোট কতটি দেশ সিডও সনদটি সমর্থন করেছে? (জ্ঞান)
✅ ১৩২
[খ] ১৩১
[গ] ১৩০
[ঘ] ১২৯

১৩৫. সিডও সনদ ১৯৭৯-এর ক্ষেত্রে কোনটি যথার্থ? (উচ্চতর দক্ষতা)
[ক] এটি জীবনযাত্রার মানোন্নয়নের চেষ্টা করে
[খ] এটি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির চেষ্টা করে
✅ এটি নারীর অধিকারের একটি পূর্ণাঙ্গ দলিল
[ঘ] এটি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির চেষ্টা করে

১৩৬. সিডও সনদ কেন তৈরি করা হয়? (অনুধাবন)
[ক] শিশু অধিকার রক্ষার জন্য
[খ] নারী দিবস উদযাপন করার জন্য
✅ নারী ও পুরুষের সমতার জন্য
[ঘ] নৈতিক অধিকার রক্ষার জন্য

১৩৭. কত সালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়? (জ্ঞান)
✅ ১৯৯৯
[খ] ২০০০
[গ] ২০০১
[ঘ] ২০০২

১৩৮. বিশ্বব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়- (জ্ঞান)
[ক] ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর
[খ] ১৭ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর
✅ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর
[ঘ] ১২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৯. নারীদের কল্যাণে জাতিসংঘ অগ্রণী ভূমিকা পালন করছে-
i. বেইজিং কর্মপরিকল্পনা গ্রহণ থেকে বিরত থেকে
ii. আন্তর্জাতিক প্রটোকল, সেমিনার ও কর্মপরিকল্পনা গ্রহণ করে
iii. কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়ন করে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪০. ১৯৬০ সালে জাতিসংঘ নারীদের বৈষম্য বিলোপ সনদ অনুমোদন করে-
i. কর্মসংস্থানের ক্ষেত্রে
ii. পেশাক্ষেত্রে
iii. শিক্ষাক্ষেত্রে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪১. নারীর প্রতি বৈষম্য এবং তাদের অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ প্রণয়ন করেছে-
i. আইন
ii. সনদ
iii. কর্মপরিকল্পনা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪২. সিডও সনদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্বকে নিশ্চিত করে
ii. নারীর মানবাধিকারের বিষয়টি উল্লেখ আছে
iii. নারী ও পুরুষের সমতার নীতির ওপর প্রতিষ্ঠিত

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৩. ঈঊউঅড সনদ গৃহীত ও কার্যকর হয় যথাক্রমে-
i. ১৯৭৯ সালে
ii. ১৯৮০ সালে
iii. ১৯৮১ সালে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৪ ও ১৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
শুক্রবার সকালে অনন্যা এফএম (ঋগ) রেডিও শুনছিলেন। রেডিওতে নারী দিবস উপলক্ষে সুন্দর সুন্দর অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছিল। অথচ অনন্যা আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে জানত না।

১৪৪. অনন্যা বৃহস্পতিবার রেডিও শুনছিল। এখানে বৃহস্পতিবার- (প্রয়োগ)
i. ৮ মার্চ
ii. মাসের প্রথম
iii. জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৫. এফএম (ঋগ) রেডিওর উক্ত অনুষ্ঠান শোনার ফলে অনন্যার মধ্যে কোন বিষয়ে সচেতনতা পরিলক্ষিত হতে পারে? (উচ্চতর দক্ষতা)
✅ নারী অধিকার
[খ] মানবাধিকার
[গ] মৌলিক অধিকার
[ঘ] শিশু অধিকার

💘 জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা
◈ বিশ্বব্যাপি শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে- জাতিসংঘ।
◈ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে- ১১,০০০-এর বেশি বাংলাদেশি সৈন্য।
◈ বর্তমানে বাংলাদেশের সৈন্য জাতিসংঘের অধীনে কাজ করছে- ১১টি দেশে।
◈ সিয়েরালিওনে জাতিসংঘের শান্তিরক্ষার কল্যাণে বাংলাভাষা পেয়েছে- দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা।
◈ জাতিসংঘের শান্তিরক্ষার কল্যাণে আইভরিকোস্টে রাস্তার নামকরণ করা হয়েছে- বাংলাদেশ সড়ক।
◈ শান্তিমিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি রয়েছে- পুলিশ বাহিনী।
◈ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত শহিদ হয়েছেন- ৮৮ জন সৈন্য।
◈ বাংলাদেশি সৈন্যরা শান্তির জন্য- জীবন দিতেও রাজি।
◈ বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় অবদান রাখছে- প্রশিক্ষিত সামরিক ও বেসামরিক বাহিনীর মাধ্যমে।
◈ উন্নত দেশগুলো জাতিসংঘে অবদান রাখছে- অর্থ দিয়ে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৬. বর্তমানে “ণ” নামক দেশের ১১,০০০ এর বেশি সাহসী সৈন্য বিশ্বের ১০টি দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। “ণ” দেশের সাথে সাদৃশ্য রয়েছে কোন দেশের? (প্রয়োগ)
✅ বাংলাদেশ
[খ] ইংল্যান্ড
[গ] মেক্সিকো
[ঘ] পাকিস্তান

১৪৭. বর্তমানে কতটি দেশে বাংলাদেশি সৈন্যরা জাতিসংঘের অধীনে শান্তি প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে? (জ্ঞান)
[ক] ১০
✅ ১১
[গ] ১২
[ঘ] ১৩

১৪৮. বাংলাদেশের সৈন্যরা কোন মহাদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে? (জ্ঞান)
✅ আফ্রিকা
[খ] ইউরোপ
[গ] অস্ট্রেলিয়া
[ঘ] উত্তর আমেরিকা

১৪৯. কোন দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের সাফল্য সারাবিশ্বে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছে? (জ্ঞান)
[ক] আমেরিকার
[খ] এশিয়ার
✅ আফ্রিকার
[ঘ] মধ্যপ্রাচ্যের

১৫০. আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি সৈন্যরা গ্রহণযোগ্যতার পাশাপাশি স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছে। এর যথার্থ কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] অর্থনৈতিক পক্ষপাতিত্ব
[খ] সামাজিক পক্ষপাতিত্ব
✅ রাজনৈতিক নিরপেক্ষতা
[ঘ] ধর্মীয় পক্ষপাতিত্ব

১৫১. কোন দেশে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্র ভাষার মর্যাদা পেয়েছে? (জ্ঞান)
✅ সিয়েরা লিওন
[খ] আইভরিকোস্ট
[গ] রাশিয়া
[ঘ] কঙ্গো

১৫২. এখন পর্যন্ত কতজন বাংলাদেশি সৈন্য বিশ্বশান্তির জন্য শহিদ হয়েছেন? (জ্ঞান)
✅ ৮৮
[খ] ৯০
[গ] ৯৮
[ঘ] ১০০

১৫৩. উন্নত দেশগুলো যেখানে টাকা দিয়ে জাতিসংঘে অবদান রাখছে সেখানে বাংলাদেশ কীভাবে অবদান রাখছে? (অনুধাবন)
[ক] প্রযুক্তি ব্যবহার করে
✅ শান্তিরক্ষা বাহিনীর মাধ্যমে
[গ] বিশাল জনগোষ্ঠীর মাধ্যমে
[ঘ] প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫৪. উন্নত দেশগুলো চাঁদা দিয়ে জাতিসংঘে অবদান রাখছে, আর বাংলাদেশ ভূমিকা রাখছে-
i. শান্তিমিশনে অংশগ্রহণ করে
ii. শান্তিমিশনের কাজে জীবন বিসর্জন দিয়ে
iii. দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৫. আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি সৈন্যরা পেয়েছে স্থানীয় মানুষের-
i. শ্রদ্ধা
ii. ভালোবাসা
iii. ঘৃণা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৬. শান্তিমিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি নিয়োজিত আছেন-
i. পুলিশ বাহিনী
ii. র‌্যাব বাহিনী
iii. মহিলা পুলিশ

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৮ ও ১৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
আফ্রিকাসহ বিভিন্ন দেশে জাতিগত সংঘাত নিরসনে জাতিসংঘ উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে একটি বিশেষ বাহিনী গঠন করে নির্দিষ্ট এলাকার শৃঙ্খলা বিধানের চেষ্টা করছে।

১৫৭. অনুচ্ছেদে বর্ণিত বিশেষ বাহিনী নিচের কোনটিকে নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] শান্তিবাহিনী
✅ শান্তিরক্ষা বাহিনী
[গ] জাতিসংঘ বাহিনী
[ঘ] নিরাপত্তা বাহিনী

১৫৮. উক্ত বাহিনীতে বাংলাদেশের অংশ গ্রহণের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. বিশ্বের দরবারে পরিচিতি বেড়েছে
ii. দেশের সম্মান বৃদ্ধি পেয়েছে
iii. দেশের সংস্কৃতির প্রসার হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment