৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অষ্টম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
Class 9-10 Bangladesh and Global Studies Guide and SSC Exam Preparation
Bangladesh and Global Studies Chapter-08
Bangladesh and Global Studies
MCQ
Question and Answer pdf download
বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন
১. কতোতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়েছে?
[ক] চতুর্থ সংশোধনী
[খ] অষ্টম সংশোধনী
[গ] দশম সংশোধনী
✅ দ্বাদশ সংশোধনী
২. গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে-
i. জনগণের আত্মবিকাশের সুযোগ বৃদ্ধি পায়
ii. সরকার দায়িত্ব পালনে সচেতন হয়
iii. শাসন ব্যবস্থায় নিপীড়নমূলক আচরণ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] ii ও iii
বাংলাদেশ ও বিশ্বপরিচয় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. গণতন্ত্রের মৌলিক বিষয় কী?
[ক] জনগণ
[খ] ভোটার
✅ নির্বাচন
[ঘ] রাজনৈতিক দল
২. মি. X স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কাজে নিয়োগপ্রাপ্ত একজন সদস্য। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগপত্র জমা দেবেন?
✅ রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] স্পিকার
[ঘ] প্রধান নির্বাচন কমিশনার
৩. গণতন্ত্রের মূল উদ্দেশ্য কোনটি?
[ক] বিচার বিভাগের স্বাধীনতা
✅ জনকল্যাণ সাধন
[গ] জনসচেতনতা সৃষ্টি
[ঘ] অবাধ ও সুষ্ঠু নির্বাচন
৪. গণতন্ত্র কোন শতকের একটি জনপ্রিয় ধারণা?
[ক] সপ্তদশ শতকের
[খ] অষ্টাদশ শতকের
[গ] ঊনিশ শতকের
✅ বিশ শতকের
৫. “গণতন্ত্র হচ্ছে জনগণের, জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা”- উক্তিটি কার?
[ক] অধ্যাপক গেটেল
[খ] এরিস্টটল
✅ আব্রাহাম লিংকন
[ঘ] মর্গেম থাও
৬. বিরোধীদল কীভাবে সংসদকে কার্যকর করে?
[ক] সংসদ অধিবেশনে উপস্থিত থেকে
[খ] মিছিল-মিটিং করে
✅ সংসদে বিতর্ক সৃষ্টি করে
[ঘ] নিজেদের সমালোচনা করে
৭. রাষ্ট্রের সমস্যা সমাধানের লক্ষ্যে কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন করে কে?
[ক] প্রধানমন্ত্রী
[খ] রাষ্ট্রপতি
✅ রাজনৈতিক দল
[ঘ] সংসদ সদস্য
৮. সপ্তম জাতীয় সংসদ নির্বাচন হয় কত তারিখে?
✅ ১৯৯৬ সালের ১২ জুন
[খ] ১৯৯৩ সালের ১৫ ফেব্রুয়ারি
[গ] ১৯৯১ সালের ৬ আগস্ট
[ঘ] ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি
৯. রহিমপুর ও নাজিরপুর পাশাপাশি দুটি ইউনিয়ন। এদের মধ্যে সীমানা নিয়ে জটিলতা রয়েছে। এই সমস্যা সমাধান করার দায়িত্ব কার?
✅ নির্বাচন কমিশনের
[খ] ইলেকট্ররাল কমিটির
[গ] রাজনৈতিক দলগুলোর
[ঘ] নির্বাচিত সংসদ সদস্যদের
১০. গণতন্ত্র প্রধানত কয়টি পদ্ধতিতে কার্যকর?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৫
১১. নির্বাচনি অপরাধের দণ্ড কীরূপ?
[ক] সর্বোচ্চ ১০ বছর ও সর্বনিম্ন ২ বছর সশ্রম কারাদণ্ড
[খ] শুধুমাত্র জরিমানা
✅ জরিমানাসহ সর্বোচ্চ ১০ বছর ও সর্বনিম্ন ২ বছর সশ্রম কারাদণ্ড
[ঘ] সর্বোচ্চ ১০ বছর ও সর্বনিম্ন ১ বছর কারাদণ্ড
১২. কোনটি রাজনৈতিক দলের কাজ?
✅ গঠনমূলক বিরোধিতা
[খ] আইনের প্রয়োগ
[গ] আইনের ব্যাখ্যা
[ঘ] সংবিধান রচনা করা
১৩. গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস কে?
[ক] সরকার
[খ] রাষ্ট্রপতি
[গ] প্রধানমন্ত্রী
✅ জনগণ
১৪. রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে-
[ক] বৈধভাবে রাষ্ট্রের ক্ষমতা দখল করা
✅ বৈধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ করা
[গ] সরকারের সংগে জোটভুক্ত হওয়া
[ঘ] যে কোনোভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া
১৫. ব্রিটেনের আইন সভার নাম হলো-
[ক] কংগ্রেস
✅ পার্লামেন্ট
[গ] মজলিশ
[ঘ] কেবিনেট
১৬. নিচের কোনটি নির্বাচনের কাজ?
✅ জনপ্রতিনিধি বাছাই
[খ] সরকারি কর্মচারী বাছাই
[গ] রাজনৈতিক দল গঠন
[ঘ] রাজনৈতিক দলের সদস্য বাছাই
১৭. গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয়SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ |
[ক] যুক্তরাজ্যে
[খ] আমেরিকায়
✅ গ্রিসে
[ঘ] প্যারিসে
১৮. নির্বাচন কমিশনের কমিশনারগণ কার নিকট স্বেচ্ছায় পদত্যাগপত্র পেশ করতে পারেন?
[ক] প্রধান নির্বাচন কমিশনার
✅ রাষ্ট্রপতি
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] স্পিকার
১৯. নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
✅ পাঁচ
২০. ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিঃ সেন্টু তার প্রতিদ্বন্দী প্রার্থীর প্রতীক সম্পর্কে মিথ্যা কথা বলে এবং তার কর্মীরা ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই করে। মিঃ সেন্টুর আচরণ কী ধরনের অপরাধ?
[ক] মালপত্র চুরির অপরাধ
✅ নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন
[গ] ফৌজদারি অপরাধ
[ঘ] দুর্নীতিমূলক অপরাধ
২১. গণতন্ত্র সাধারণত কয় পদ্ধতিতে কার্যকর হয়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
২২. গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়?
✅ এথেন্সে
[খ] যুক্তরাষ্ট্রে
[গ] ফ্রান্সে
[ঘ] ইংল্যান্ডে
২৩. ‘আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন’-সংজ্ঞাটি কে দিয়েছেন?
[ক] ম্যাকাইভার
[খ] গ্রাহাম সামনার
[গ] অধ্যাপক গেটেল
✅ অধ্যাপক ফাইনার
২৪. নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধের জন্য জরিমানাসহ ক্ষেত্রবিশেষে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে?
[ক] ৫
[খ] ৮
✅ ১০
[ঘ] ১২
২৫. কোন সরকারব্যবস্থা জনমতের ভিত্তিতে পরিচালিত হয়?
[ক] একনায়কতন্ত্র
✅ গণতন্ত্র
[গ] রাজতন্ত্র
[ঘ] অভিজাততন্ত্র
২৬. নির্বাচনি আচরণ লঙ্ঘন করার জন্য জরিমানাসহ কমপক্ষে কত বছর কারাদণ্ড হতে পারে?
[ক] ১
✅ ২
[গ] ৪
[ঘ] ৫
২৭. আব্রাহাম লিংকন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
✅ আমেরিকার
[খ] ইউরোপের
[গ] রাশিয়ার
[ঘ] কানাডার
২৮. গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোন দেশে?
✅ গ্রিসে
[খ] ইউরোপে
[গ] আমেরিকায়
[ঘ] ফ্রান্সে
২৯. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কোনটি রক্ষিত হয়?
[ক] ব্যক্তিস্বাধীনতা
[খ] বাকস্বাধীনতা
[গ] অযোগ্যের শাসন
✅ ব্যক্তিস্বাধীনতা ও বাকস্বাধীনতা
৩০. কারা গণতন্ত্রকে মূর্খের ও অযোগ্যের শাসনব্যবস্থা বলে অভিহিত করেছেন?
✅ প্লেটো ও এরিস্টটল
[খ] প্লেটো ও কার্লমার্কস
[গ] এরিস্টটল ও কার্লমার্কস
[ঘ] ম্যাকাইভার ও কার্লমার্কস
৩১. সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়?
[ক] একাদশ
✅ দ্বাদশ
[গ] ত্রয়োদশ
[ঘ] পঞ্চদশ
৩২. ২০০১ সালে কততম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
[ক] ৬ষ্ঠ
[খ] ৭ম
✅ ৮ম
[ঘ] ৯ম
৩৩. রাজনৈতিক দলের অন্যতম কাজ কোনটি?
✅ সরকার গঠন
[খ] প্রার্থী মনোনয়ন
[গ] দলীয় প্রচার কাজ
[ঘ] কর্মসূচি বাস্তবায়ন
৩৪. বিরোধী দল কাদের সামনে সরকারের পাশাপাশি বিকল্প কর্মসূচি তুলে ধরে?
[ক] সমাজের
✅ জনগণের
[গ] রাষ্ট্রের
[ঘ] পরিবারের
৩৫. গণতন্ত্রের মৌলিক বিষয় কোনটি?
✅ নির্বাচন
[খ] প্রতিনিধি
[গ] গণসচেতনতা
[ঘ] জনবল
৩৬. প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসনকার্য পরিচালনা করা হয় কোন শাসনব্যবস্থায়?
[ক] প্রত্যক্ষ গণতন্ত্রে
[খ] স্বৈরতন্ত্রে
[গ] রাজতন্ত্রে
✅ পরোক্ষ গণতন্ত্রে
৩৭. ‘ইলেক্ট্ররাল কলেজ’ অর্থ কী?
[ক] শাসক
[খ] প্রতিনিধি
[গ] সরকার
✅ নির্বাচকমণ্ডলী
৩৮. আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কোন ধরনের নির্বাচন?
[ক] প্রত্যক্ষ
[খ] সরাসরি
✅ পরোক্ষ
[ঘ] উত্তম
৩৯. জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে কয়টি নির্বাচনি এলাকায় বিভক্ত করা হয়?
✅ ৩০০
[খ] ৩৩০
[গ] ৩৪৫
[ঘ] ৩৫০
৪০. বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব কোন সংস্থার ওপর ন্যস্ত?
[ক] জাতীয় সংসদের
[খ] সচিবালয়ের
✅ নির্বাচন কমিশনের
[ঘ] প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
৪১. নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের?
[ক] প্রতিরক্ষা বিভাগ
✅ নির্বাচন কমিশন
[গ] ভূমি মন্ত্রণালয়
[ঘ] ভূমি জরিপ বিভাগ
৪২. কত সালের আদেশ অনুযায়ী নির্বাচনি অপরাধ ও তার দণ্ড নির্ধারণ করা হয়েছে?
[ক] ১৯৭০
[খ] ১৯৭১
✅ ১৯৭২
[ঘ] ১৯৭৩
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৩. গণতন্ত্রকে মুখের ও অযোগ্যের শাসনব্যবস্থা বলে অভিহিত করেছেন-
i. ম্যাকাইভার
ii. প্লেটো
iii. এরিস্টটল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৪. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কেন বিরোধী দলের প্রয়োজন রয়েছে?
i. সংসদকে কার্যকর করার জন্য
ii. সুনির্দিষ্ট কর্মসূচিগ্রহণের জন্য
iii. বিকল্প কর্মসূচি তুলে ধরার জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] র
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] ii ও iii
৪৫. নির্বাচন কমিশন-
i. প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত
ii. নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে সকল নির্বাচন পরিচালনা করে
iii. ৫ বছর মেয়াদি একটি প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
✅ i, ii ও iii
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i ও iii
৪৬. রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য হলো-
i. জনপ্রতিনিধি নির্বাচন
ii. পেশিশক্তি প্রদর্শন
iii. সরকারের গঠনমূলক সমালোচনা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৭. গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী নির্বাচনি অপরাধ-
i. ঘুষ গ্রহণ করা
ii. সময়মত ভোট কেন্দ্রে উপস্থিত না থাকা
iii. জাল ভোট দেয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৮. বিশ্বব্যাপী গণতন্ত্র জনপ্রিয় হওয়ার যথার্থ কারণ হলো-
i. দায়িত্বশীল শাসনব্যবস্থা
ii. জনগণের সার্বভৌমত্ব
iii. স্বৈরাচারী পন্থা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৯. গণতন্ত্র বলতে বোঝায়-
i. জনগণের শাসন
ii. প্রতিনিধিত্বমূলক সরকার
iii. কল্যাণমূলক শাসনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫০. গণতান্ত্রিক সরকারের গ্রহণযোগ্যতার কারণ হলো-
i. সরকারের কাজের জবাবদিহিতার জন্য
ii. স্বৈরাচারী ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য
iii. ব্যক্তি ও বাকস্বাধীনতার স্বীকৃতির জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫১. গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের স্বীকৃত বিষয়গুলো হলো-
i. আইন প্রণয়ন
ii. ব্যক্তিস্বাধীনতা
iii. বাক স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৫২. নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত কাজ হলো-
i. ভোটার তালিকা প্রণয়ন
ii. নির্বাচনি তফসিল ঘোষণা
iii. মনোনয়ন পত্র বিতরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৫৩ নং প্রশ্নের উত্তর দাও :
৫৩. উদ্দীপকের খালি অংশটির সাথে সম্পর্কযুক্ত-
i. নির্বাচন কর্মকর্তা
ii. দলীয় এজেন্ট
iii. নিরাপত্তা কর্মী
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] iii
[ঘ] i ও iii
বাংলাদেশ ও বিশ্বপরিচয় অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৪. বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা- (জ্ঞান)
✅ গণতন্ত্র
[খ] রাজতন্ত্র
[গ] সমাজতন্ত্র
[ঘ] একনায়কতন্ত্র
৫৫. বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোন ধরনের শাসন ব্যবস্থা ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে? (জ্ঞান)
[ক] সমাজতন্ত্র
[খ] একনায়কতন্ত্র
[গ] রাজতন্ত্র
✅ গণতন্ত্র
৫৬. গণতন্ত্রে সরকার গঠন করে কে? (জ্ঞান)
[ক] প্রধান বিচারপতি
[খ] নির্বাচিত প্রার্থী
[গ] তত্ত্বাবধায়ক সরকার
✅ জনগণ
৫৭. রাশিদা গণতান্ত্রিক দেশে বাস করে। নিচের কোনটির সাথে তার দেশের সাদৃশ্য আছে? (প্রয়োগ)
✅ বাংলাদেশ
[খ] চীন
[গ] উত্তর কোরিয়া
[ঘ] কিউবা
৫৮. বাংলাদেশ সরকার জাতীয় সংসদ নির্বাচনের জন্য কী গঠন করেছে? (জ্ঞান)
[ক] বিচার বিভাগ
[খ] আইন বিভাগ
✅ নির্বাচন কমিশন
[ঘ] শাসন বিভাগ
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৯. গণতন্ত্র হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে-
i. মেয়াদ শেষ ও সরকার পরিবর্তনের রীতি রয়েছে
ii. সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা রয়েছে
iii. প্রাপ্তবয়স্কদের সার্বজনীন ভোটাধিকার রয়েছে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💘 গণতন্ত্রের ধারণা
◈ গণতন্ত্র হচ্ছে- সংখ্যাগরিষ্ঠের স্বার্থে গঠিত ও পরিচালিত সরকার।
◈ ‘গণতন্ত্র হচ্ছে জনগণের, জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা’- আব্রাহাম লিংকন।
◈ আব্রাহাম লিংকন ছিলেন- আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট।
◈ বিশ শতকের একটি জনপ্রিয় ধারণা হলো- গণতন্ত্র।
◈ সরকার ব্যবস্থা হিসেবে একটি ঐতিহাসিক প্রক্রিয়ার ফল- গণতন্ত্র প্রতিষ্ঠা।
◈ গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয়- প্রাচীন গ্রিসের এথেন্সে।
◈ গণতন্ত্র সাধারণত কার্যকর হয়- দুটি পদ্ধতিতে।
◈ নাগরিকগণের সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করাই হলো- প্রত্যক্ষ গণতন্ত্র।
◈ অষ্টাদশ শতকের গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে চিহ্নিত করা হয়- ইংল্যান্ডকে।
◈ গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে- আধুনিক সভ্যতা।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬০. ‘গণতন্ত্র হচ্ছে জনগণের, জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকারব্যবস্থা’ - উক্তিটি কার? (জ্ঞান)
[ক] ট্রুম্যানের
[খ] রুজভেল্টের
✅ আব্রাহাম লিংকনের
[ঘ] চার্চিলের
৬১. আব্রাহাম লিংকনের মতে, জনগণের দ্বারা নির্বাচিত সরকার কাদের জন্য? (জ্ঞান)
[ক] আমলা
✅ জনগণ
[গ] বিচারক
[ঘ] শিক্ষক
৬২. যে শাসনব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেয়ার অধিকারী তাই গণতন্ত্র।” উক্তিটি কার? (জ্ঞান)
✅ গেটেলের
[খ] রুশোর
[গ] ভল্টেয়ারের
[ঘ] আব্রাহাম লিংকনের
৬৩. জনগণই তাদের সরকার গঠন করে। এই কথাটির তাৎপর্য কী? (উচ্চতর দক্ষতা)
[ক] জনগণের কল্যাণ বৃদ্ধি
✅ জনগণ ভোট দিয়ে সরকার গঠন করে
[গ] জনগণের স্বাধীনতা সংরক্ষণ
[ঘ] জনগণ শাসন কাজ পরিচালনা করে
৬৪. আইনের দৃষ্টিতে সকলেই সমান। কথাটি দ্বারা কী প্রমাণ করে? (উচ্চতর দক্ষতা)
[ক] সমাজতন্ত্র
✅ গণতন্ত্র
[গ] প্রজাতন্ত্র
[ঘ] রাজতন্ত্র
৬৫. কোন শাসন ব্যবস্থায় আইনের দৃষ্টিতে সকলেই সমান? (জ্ঞান)
[ক] রাজতান্ত্রিক
[খ] একনায়কতান্ত্রিক
[গ] সমাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
৬৬. গণতন্ত্র কোন সময়ের একটি জনপ্রিয় ধারণা ? (জ্ঞান)
✅ বিশ শতক
[খ] উনিশ শতক
[গ] অষ্টাদশ শতক
[ঘ] ষোড়শ শতক
৬৭. জনাব মুহিম সমাজবিজ্ঞানের শিক্ষক। তিনি শ্রেণিকক্ষে বললেন যে, ‘A' নামক শাসনব্যবস্থা বিংশ শতকের একটি জনপ্রিয় ধারণা। জনাব মুহিম কোন শাসনব্যবস্থার কথা বললেন? (প্রয়োগ)
[ক] রাজতন্ত্র
[খ] ধনতন্ত্র
[গ] সমাজতন্ত্র
✅ গণতন্ত্র
[ক] রাজতন্ত্র
[খ] ধনতন্ত্র
✅ গণতন্ত্র
[ঘ] সমাজতান্ত্র
৬৯. সরকার ব্যবস্থা হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠা কোন প্রক্রিয়ার ফল? (অনুধাবন)
[ক] দৈবিক
[খ] সামাজিক চুক্তি
✅ ঐতিহাসিক
[ঘ] স্বাভাবিক
৭০. মধ্যযুগের পর পুনরায় গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে কোথায়? (জ্ঞান)
[ক] এশিয়ায়
✅ ইউরোপে
[গ] আমেরিকায়
[ঘ] আফ্রিকায়
৭১. সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে কোথায় গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে? (জ্ঞান)
[ক] এশিয়া
[খ] আফ্রিকা
✅ ইউরোপ
[ঘ] আমেরিকা
৭২. পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র ব্যবস্থার প্রচলন দেখা যায় কোন সময়ে? (জ্ঞান)
✅ ১৯ ও ২০ শতকে
[খ] ১৮ ও ১৯ শতকে
[গ] ১৭ ও ১৮ শতকে
[ঘ] ১৬ ও ১৭ শতকে
৭৩. অষ্টাদশ শতকের গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে ‘H’ দেশকে চিহ্নিত করা হয়। ‘H’ দেশের সাথে মিল রয়েছে নিচের কোন দেশের? (প্রয়োগ)
[ক] ভারত
[খ] গ্রিস
[গ] মিশর
✅ ইংল্যান্ড
৭৪. অষ্টাদশ শতকের গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে কোন দেশকে চিহ্নিত করা হয়? (জ্ঞান)
[ক] গ্রিস
[খ] জাপান
✅ ইংল্যান্ড
[ঘ] ভারত
৭৫. গণতন্ত্র সাধারণত কয়টি পদ্ধতিতে কার্যকর হয়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৭৬. প্রত্যক্ষ গণতন্ত্রের অপর নাম কী? (জ্ঞান)
[ক] পরোক্ষ গণতন্ত্র
[খ] প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
✅ বিশুদ্ধ গণতন্ত্র
[ঘ] স্বৈরতন্ত্র
৭৭. পরোক্ষ গণতন্ত্রের অপর নাম কী? (জ্ঞান)
[ক] স্বৈরতন্ত্র
✅ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
[গ] বিশুদ্ধ গণতন্ত্র
[ঘ] প্রত্যক্ষ গণতন্ত্র
৭৮. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার কীভাবে নির্বাচিত হয়? (অনুধাবন)
[ক] আইনজীবীদের পরোক্ষ ভোটে
[খ] রাজনীতিবিদদের ভোটে
✅ জনগণের প্রত্যক্ষ ভোটে
[ঘ] জনগণের পরোক্ষ ভোটে
৭৯. যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ সরাসরি শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায় তাকে কী বলে? (জ্ঞান)
✅ প্রত্যক্ষ গণতন্ত্র
[খ] পরোক্ষ গণতন্ত্র
[গ] প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
[ঘ] সামন্ততন্ত্র
৮০. প্রাচীন গ্রিসের কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল? (জ্ঞান)
[ক] ক্ষুদ্র গ্রামগুলোতে
[খ] বৃহৎ নগরগুলোতে
✅ ক্ষুদ্র নগররাষ্ট্রগুলোতে
[ঘ] বৃহৎ গ্রামগুলোতে
৮১. বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যা সমৃদ্ধ রাষ্ট্র কোন শাসনব্যবস্থার প্রতিবন্ধক? (জ্ঞান)
✅ প্রত্যক্ষ গণতন্ত্র
[খ] পরোক্ষ গণতন্ত্র
[গ] প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
[ঘ] স্বৈরতন্ত্র
৮২. রাষ্ট্র ব্যবস্থার বিস্তৃতির কারণে কোন ধরনের গণতন্ত্র প্রচলন প্রায় অসম্ভব? (অনুধাবন)
✅ বিশুদ্ধ গণতন্ত্র
[খ] পরোক্ষ গণতন্ত্র
[গ] প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
[ঘ] জনমতের গণতন্ত্র
৮৩. কোন দেশের কয়েকটি রাজ্যে এখনও প্রত্যেক্ষ গণতন্ত্র ব্যবস্থা চালু আছে? (জ্ঞান)
[ক] রাশিয়া
✅ সুইজারল্যান্ড
[গ] গ্রিস
[ঘ] জার্মানি
৮৪. প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসনকার্য পরিচালনা করার পদ্ধতিকে কী বলে? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ গণতন্ত্র
✅ পরোক্ষ গণতন্ত্র
[গ] বিশুদ্ধ গণতন্ত্র
[ঘ] রাজতন্ত্র
৮৫. নির্বাচিত প্রতিনিধিরাই আইন প্রণয়নসহ শাসনকার্য পরিচালনা করে কোন শাসন ব্যবস্থায়? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ গণতন্ত্রে
[খ] স্বৈরতন্ত্রে
[গ] রাজতন্ত্রে
✅ পরোক্ষ গণতন্ত্রে
৮৬. বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা কোনটি? (জ্ঞান)
[ক] রাজতন্ত্র
[খ] একনায়কতন্ত্র
✅ গণতন্ত্র
[ঘ] সমাজতন্ত্র
৮৭. আধুনিক রাষ্ট্রসমূহে কোন ধরনের গণতান্ত্রিক পদ্ধতি প্রচলিত আছে? (জ্ঞান)
✅ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
[খ] রাজতন্ত্র
[গ] প্রত্যক্ষ গণতন্ত্র
[ঘ] স্বৈরতন্ত্র
৮৮. বাংলাদেশে কোন ধরনের সরকারব্যবস্থা প্রচলিত? (জ্ঞান)
✅ গণতান্ত্রিক
[খ] যুক্তরাষ্ট্রীয়
[গ] একনায়কতান্ত্রিক
[ঘ] রাষ্ট্রপতি শাসিত
৮৯. একাধিক রাজনৈতিক দল থাকে কোন শাসনব্যবস্থায়? (জ্ঞান)
✅ গণতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] স্বৈরতান্ত্রিক
[ঘ] যুক্তরাষ্ট্রীয়
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯০. আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে-
i. আয়তনে বিশাল
ii. আয়তনে ক্ষুদ্র
iii. জনসংখ্যা বিপুল
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯১. মধ্যযুগে ইউরোপে অনেকটা সময় কেটে গেছে-
i. ধর্ম ও রাজার দ্বৈত শাসনে
ii. স্বৈরতান্ত্রিক শাসনে
iii. সামন্ততান্ত্রিক শাসনে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯২. প্রাচীন গ্রিসে রাষ্ট্রের সকল নাগরিক সরাসরি অংশগ্রহণ করত-
i. আইন প্রণয়নে
ii. বিচারকার্য পরিচালনায়
iii. রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও :
বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সরকারব্যবস্থা বিদ্যমান থাকলেও একটি সরকার ব্যবস্থা সর্বাধিক গ্রহণযোগ্য। বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই এ সরকারব্যবস্থা ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে।
৯৩. অনুচ্ছেদে কোন সরকারব্যবস্থার কথা বরা হয়েছে? (প্রয়োগ)
[ক] ধনতন্ত্র
✅ গণতন্ত্র
[গ] সমাজতন্ত্র
[ঘ] রাজতন্ত্র
৯৪. উক্ত সরকারব্যবস্থায়-
i. জনগণের প্রাধান্য থাকে
ii. সার্বজনীন ভোটাধিকার থাকে
iii. একটিমাত্র রাজনৈতিক দল থাকে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 গণতন্ত্রের দোষ গুণ
◈ গণতন্ত্রে প্রতিষ্ঠিত হয়- আইনের অনুশাসন।
◈ গণতান্ত্রিক শাসনব্যবস্থা হলো- জনমত দ্বারা পরিচালিত সরকার।
◈ গণতন্ত্রের মূল উদ্দেশ্য হলো- জনকল্যাণ সাধন।
◈ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে প্রচলিত রয়েছে- পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।
◈ দায়িত্বশীল শাসনব্যবস্থা হলো- গণতন্ত্র।
◈ গণতন্ত্রকে মূর্খের ও অযোগ্যের শাসনব্যবস্থা বলে অভিহিত করেছেন- প্লেটো ও এরিস্টটল।
◈ গণতান্ত্রিক শাসনব্যবস্থা হলো- জনমত দ্বারা পরিচালিত সরকার।
◈ বেশ ব্যয়বহুল শাসনব্যবস্থা- গণতন্ত্র।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৫. কোন শাসনব্যবস্থায় আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] সমাজতন্ত্রে
[খ] একনায়কতন্ত্রে
[গ] রাজতন্ত্রে
✅ গণতন্ত্রে
৯৬. গণতন্ত্র কোন ধরনের শাসনব্যবস্থা? (জ্ঞান)
[ক] পরিকল্পনাহীন
[খ] দায়িত্বহীন
✅ দায়িত্বশীল
[ঘ] স্বৈরাচারী
৯৭. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার কার কাছে দায়িত্বশীল থাকে? (জ্ঞান)
✅ জনগণ
[খ] দেশের
[গ] বিচার বিভাগ
[ঘ] শাসন বিভাগ
৯৮. গণতান্ত্রিক শাসনব্যবস্থা কীভাবে পরিচালিত হয়? (জ্ঞান)
[ক] আইনজীবীদের দ্বারা
[খ] বিচার বিভাগ দ্বারা
✅ জনমত দ্বারা
[ঘ] আইন বিভাগ দ্বারা
৯৯. কোনটি নির্ধারণের ক্ষেত্রে গণতন্ত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়? (জ্ঞান)
[ক] রাষ্ট্রীয় তহবিল সংগ্রহ
✅ রাষ্ট্রীয় নীতি নির্ধারণ
[গ] রাষ্ট্রীয় প্রচার কার্যক্রম
[ঘ] রাষ্ট্রীয় সীমানা নির্ধারণ
১০০. কোন শাসনব্যবস্থায় জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়? (জ্ঞান)
[ক] রাজতান্ত্রিক
[খ] প্রজাতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক
১০১. জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতার সৃষ্টি হয় কোন শাসনব্যবস্থায়? (জ্ঞান)
[ক] রাজতন্ত্র
[খ] সমাজতন্ত্র
[গ] স্বৈরতন্ত্র
✅ গণতন্ত্র
১০২. জনগণের আস্থা হারালে টিকে থাকে না কোন ধরনের সরকার? (জ্ঞান)
✅ গণতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] রাজতান্ত্রিক
[ঘ] স্বৈরতান্ত্রিক
১০৩. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ব্যক্তি কোনটির ক্ষেত্রে সর্বাধিক সুবিধা ভোগ করে? (জ্ঞান)
✅ আত্মবিকাশের ক্ষেত্রে
[খ] আচরণের ক্ষেত্রে
[গ] অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে
[ঘ] সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে
১০৪. গণতন্ত্র কোন ধরনের সরকার? (জ্ঞান)
✅ জনকল্যাণমূলক
[খ] দমনমূলক
[গ] স্বৈরাচারী
[ঘ] সমাজতান্ত্রিক
১০৫. গণতন্ত্রের মূল উদ্দেশ্য কী? (জ্ঞান)
[ক] বিরোধী শক্তি দমন
✅ জনকল্যাণ সাধন
[গ] সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
[ঘ] আইনের শাসন প্রতিষ্ঠা
১০৬. গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে অজ্ঞ, অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিও শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কারণ কী? (অনুধাবন)
[ক] নাগরিকের অসচেতনতা
[খ] সংখ্যালঘিষ্ঠের শাসন
✅ সংখ্যাগরিষ্ঠের শাসন
[ঘ] নাগরিকের অজ্ঞতা
১০৭. মোজাম্মেল হোসেন একজন অযোগ্য, অদক্ষ, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হওয়া সত্ত্বেও নির্বাচনের মাধ্যমে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। এই শাসনব্যবস্থা নিচের কোনটিকে নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] প্রজাতন্ত্র
✅ গণতন্ত্র
[গ] রাজতন্ত্র
[ঘ] সমাজতন্ত্র
১০৮. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সংখ্যালঘুরা আইনসভায় তাদের প্রতিনিধি প্রেরণ করতে না পারার কারণ কী? (অনুধাবন)
✅ সংখ্যাগরিষ্ঠের শাসন
[খ] দুর্বল শাসনব্যবস্থা
[গ] সংখ্যালঘিষ্ঠের শাসন
[ঘ] অযোগ্যদের শাসনব্যবস্থা
১০৯. সংখ্যালঘুদের অভাব-অভিযোগ সম্পর্কে সরকার উদাসীন থাকে কেন? (অনুধাবন)
[ক] পরস্পর বিরোধী মত ও ধারণা দেখা যায় বলে
[খ] সরকার অযোগ্য বলে
[গ] একনায়কতান্ত্রিক হওয়ার ফলে
✅ আইনসভায় তাদের প্রতিনিধি প্রেরণ করতে পারে না বলে
১১০. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কিরূপ দেশে সরকারি দল নিজ দলের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে শাসনকাজ পরিচালনা করে? (জ্ঞান)
✅ অনুন্নত
[খ] উন্নত
[গ] উন্নয়নশীল
[ঘ] মধ্য আয়ের
১১১. অনুন্নত গণতান্ত্রিক দেশগুলোতে সরকারি দল নিজ দলের স্বার্থকে সামনে রেখে শাসনকার্য পরিচালনা করার ফলে কী হয়? (জ্ঞান)
[ক] সংখ্যালঘুদের স্বার্থ রক্ষিত হয়
[খ] সরকারের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়
[গ] ধর্মগুরুদের স্বার্থ রক্ষিত হয়
✅ নিরপেক্ষতা নষ্ট হয়
১১২. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নিরপেক্ষতা নষ্ট হলে কী দেখা দেয়? (জ্ঞান)
[ক] নৈরাজ্য
✅ গণঅসন্তোষ
[গ] বিশৃঙ্খলা
[ঘ] সামাজিক সমস্যা
১১৩. অর্থের দিক থেকে গণতন্ত্র কিরূপ শাসনব্যবস্থা? (জ্ঞান)
[ক] স্বল্প মিতব্যয়ী
[খ] মিতব্যয়ী
✅ বেশ ব্যয়বহুল
[ঘ] স্বল্প ব্যয়বহুল
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৪. গণতন্ত্রের ভালো দিক হলো- (অনুধাবন)
i. সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়
ii. আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়
iii. এটি একটি দায়িত্বশীল শাসনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৫. গণতন্ত্রে বহু পরস্পরবিরোধী মত ও ধারণা দেখা যায়। ফলে সৃষ্টি হয়- (অনুধাবন)
i. জাতীয় অসংহতি
ii. মতপার্থক্য
iii. সংঘর্ষ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৬. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার, রাজনৈতিক দল ও প্রার্থীর ব্যাপক অর্থ ব্যয় হয়- (অনুধাবন)
i. জনমত গঠনে
ii. ব্যাপক প্রচারকার্যে
iii. ঘন ঘন নির্বাচনে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৭. রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠায় ব্যর্থ হলে- (অনুধাবন)
i. জাতি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে
ii. গণতন্ত্র অকার্যকর রূপ নেয়
iii. দলগুলো বিলুপ্ত হতে থাকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১৮. গণতান্ত্রিক সরকারের গ্রহণযোগ্যতার যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. সরকারের কাজের জবাবদিহিতা
ii. স্বৈরাচারী পন্থায় নিয়ন্ত্রণ
iii. ব্যক্তি ও বাকস্বাধীনতার স্বীকৃতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৯ ও ১২০ নং প্রশ্নের উত্তর দাও :
দিহানের বসবাসরত দেশের সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। উক্ত দেশের সরকার জাতীয় ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময়ে জনগণের মতামত যাচাই করে।
১১৯. দিহানের বসবাসরত দেশে কিরূপ শাসনব্যবস্থা বিদ্যমান? (প্রয়োগ)
[ক] সমাজতান্ত্রিক
[খ] একনায়কতান্ত্রিক
[গ] ধনতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
১২০. উক্ত শাসনব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ হলো- (উচ্চতর দক্ষতা)
i. আইনের শাসন বিঘিœত হয়
ii. ব্যক্তিস্বাধীনতা স্বীকৃত হয়
iii. জনগণের স্বার্থ প্রাধান্য পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 বাংলাদেশের গণতন্ত্র
◈ পাকিস্তানে পার্লামেন্টারী শাসন ব্যবস্থা গৃহীত হয়- ১৯৪৭ সালে।
◈ পাকিস্তান গণপরিষদে দেশের সংবিধান প্রণয়ন করতে সময় লাগে- ৯ বছর।
◈ স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশের এসেছে- তিনটি রাজনৈতিক প্রশাসন।
◈ ’৭৫ পরবর্তী ১৫ বছর দেশ ছিল- সেনা শাসনের অধীনে।
◈ ১৯৯১ সালের ৬ই আগস্ট মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়- দ্বাদশ সংশোধনীর মাধ্যমে।
◈ ৬ষ্ঠ জাতীয় সংসদ স্থায়ী হয়- ৪ দিন।
◈ সপ্তম জাতীয় সংসদ নির্বাচন হয়- ১৯৯৬ সালের ১২ জুন।
◈ অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হয়- ২০০১ সালের ১ সেপ্টেম্বর।
◈ ড. ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত সরকার ক্ষমতাসীন থাকে- ২ বছর।
◈ নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়- ২০০৮ সালের ২৯ ডিসেম্বর।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২১. কোন শাসনের অবসানের পর পাকিস্তানে পার্লামেন্টারি শাসনব্যবস্থা গৃহীত হয়? (জ্ঞান)
[ক] মুঘল
[খ] পাঠান
✅ ব্রিটিশ
[ঘ] সুলতানি
১২২. দেশের সংবিধান প্রণয়ন করতে পাকিস্তান গণপরিষদের কত বছর সময় লেগেছিল? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৭
✅ ৯
[ঘ] ১০
১২৩. তৎকালীন পাকিস্তানে পার্লামেন্টারি শাসনের নামে কারা দেশ শাসন করত? (অনুধাবন)
✅ গভর্নর জেনারেল
[খ] প্রধানমন্ত্রী
[গ] রাষ্ট্রপতি
[ঘ] সামরিক প্রধান
১২৪. পাকিস্তানের সংবিধান প্রণয়নের কত বছরের মাথায় আইয়ুব খান সামরিক আইন জারি করেন? (জ্ঞান)
[ক] পাঁচ
[খ] চার
[গ] তিন
✅ আড়াই
১২৫. জেনারেল আইয়ুব খান কত সালে সামরিক শাসন জারি করেন? (জ্ঞান)
[ক] ১৯৫৫
[খ] ১৯৫৭
✅ ১৯৫৮
[ঘ] ১৯৬০
১২৬. কীভাবে পাকিস্তানের ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটে? (অনুধাবন)
✅ ১৯৫৮ সালের সামরিক শাসন জারির মাধ্যমে
[খ] ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে
[গ] ১৯৭০-এর জাতীয় পরিষদ নির্বাচনের মাধ্যমে
[ঘ] ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর মাধ্যমে
১২৭. পাকিস্তান স্বাধীন হওয়ার পর জাতীয় পরিষদের একমাত্র নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৯৬০
[খ] ১৯৬৫
✅ ১৯৭০
[ঘ] ১৯৭১
১২৮. ১৯৭০ সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে? (জ্ঞান)
✅ আওয়ামী লীগ
[খ] মুসলিম লীগ
[গ] যুক্তফ্রন্ট
[ঘ] নেজামে ইসলামী
১২৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়ে ছিল? (জ্ঞান)
[ক] ১২
[খ] ১০
✅ ৯
[ঘ] ৬
১৩০. স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দল বিচারে বাংলাদেশে কয়টি রাজনৈতিক দল প্রশাসনে এসেছে? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
১৩১. পাকিস্তানি অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালি সংগ্রামের মূর্ত প্রতীক কে ছিলেন? (জ্ঞান)
[ক] এ. কে. ফজলুল হক
[খ] মওলানা ভাসানী
✅ শেখ মুজিবুর রহমান
[ঘ] হোসেন শহিদ সোহরাওয়ার্দী
১৩২. নতুন রাষ্ট্র হিসেবে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ কয়টি দেশের স্বীকৃতি লাভ করে? (জ্ঞান)
[ক] ১২০
[খ] ১৩০
✅ ১৪০
[ঘ] ১৫০
১৩৩. সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বপ্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৯৭২
✅ ১৯৭৩
[গ] ১৯৭৪
[ঘ] ১৯৭৫
১৩৪. বঙ্গবন্ধু ও তার পরিবারকে কবে নির্মমভাবে হত্যা করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭৫-এর ১৪ আগস্ট
✅ ১৯৭৫-এর ১৫ আগস্ট
[গ] ১৯৭৫-এর ১৬ আগস্ট
[ঘ] ১৯৭৫-এর ১৭ মার্চ
১৩৫. বাংলাদেশের গণতন্ত্রের উল্টোপথে যাত্রা অব্যাহত ছিল কোন সময় পর্যন্ত?
(জ্ঞান)
✅ নব্বই এর গণঅভ্যুত্থান
[খ] পঁচাত্তরের সামরিক অভ্যুত্থান
[গ] চার নেতার হত্যাকাণ্ড
[ঘ] জাতির জনকের হত্যাকাণ্ড
১৩৬. ’৭৫ পরবর্তী কত বছর বাংলাদেশ সেনা শাসনের অধীনে ছিল? (অনুধাবন)
[ক] ৮
[খ] ১০
[গ] ১২
✅ ১৫
১৩৭. নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর কার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়? (জ্ঞান)
[ক] বিচারপতি হাবিবুর রহমান
[খ] বিচারপতি আব্দুর রব
✅ বিচারপতি সাহাবুদ্দিন আহাম্মদ
[ঘ] ইয়াজউদ্দিন আহমদ
১৩৮. ১৯৯১ সালের নির্বাচনে কোন দলটি সরকার গঠন করে? (জ্ঞান)
[ক] জাতীয় পার্টি
[খ] আওয়ামী লীগ
[গ] জামায়াতে ইসলামী
✅ বিএনপি
১৩৯. কখন মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন আইন পর্যন্ত পাস হয়? (জ্ঞান)
[ক] ১৯৯২ সালের ৬ সেপ্টেম্বর
[খ] ১৯৯১ সালের ৬ সেপ্টেম্বর
[গ] ১৯৯২ সালের ৬ আগস্ট
✅ ১৯৯১ সালের ৬ আগস্ট
১৪০. ৬ষ্ঠ জাতীয় সংসদ চলাকালে কতজন সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন? (জ্ঞান)
[ক] ১৪০
[খ] ১৪৫
✅ ১৪৭
[ঘ] ১৫০
১৪১. ৬ষ্ঠ জাতীয় সংসদ কতদিন স্থায়ী ছিল? (জ্ঞান)
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬
১৪২. তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তিত হয় কততম সংসদে? (জ্ঞান)
[ক] ৫ম
✅ ৬ষ্ঠ
[গ] ৭ম
[গ] ৮ম
১৪৩. ৬ষ্ঠ জাতীয় সংসদে সংবিধানের কততম সংশোধনী অনুসারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার পদ্ধতি চালু করা হয়? (জ্ঞান)
[ক] ৭ম
[খ] ৮ম
[গ] ১২তম
✅ ১৩তম
১৪৪. সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন? (জ্ঞান)
✅ ১৯৯৬ সালের ১২ জুন
[খ] ১৯৯৪ সালের ১২ জুন
[গ] ১৯৯৬ সালের ১২ জুলাই
[ঘ] ১৯৯৪ সালের ১২ জুলাই
১৪৫. কততম সংসদে বিচারপতিদের অবসরের বয়সসীমা ২ বছর বৃদ্ধি করা হয়? (জ্ঞান)
[ক] ৭ম
✅ ৮ম
[ঘ] ৯ম
[ঘ] ১০ম
১৪৬. বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় সর্বপ্রথম পরোক্ষভাবে সেনা হস্তক্ষেপ ঘটান কে? (জ্ঞান)
✅ জেনারেল মঈন উ আহমেদ
[খ] মেজর জিয়াউর রহমান
[গ] হুসেইন মুহম্মদ এরশাদ
[ঘ] খালেদ মোশাররফ
১৪৭. বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন কোন তত্ত্বাবধায়ক সরকার প্রধান? (জ্ঞান)
[ক] ইয়াজউদ্দিন আহমদ
[খ] সাহাবুদ্দিন আহমদ
[গ] জেনারেল মঈন উ আহমেদ
✅ ড. ফখরুদ্দিন আহমদ
১৪৮. নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? (জ্ঞান)
[ক] ২০০৭
✅ ২০০৮
[গ] ২০০৯
[ঘ] ২০১০
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪৯. ১৯৪৭ সালে পাকিস্তানে পার্লামেন্টারি শাসনব্যবস্থায় পার্লামেন্টারি শাসনের নামে দেশ শাসন করতেন- (অনুধাবন)
i. গভর্নর জেনারেল
ii. প্রধান বিচারপতি
iii. আমলাগণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫০. বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের অবদান হলো- (অনুধাবন)
i. প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন
ii. জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তি
iii. সার্কের সদস্যপদ লাভ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫১. ১৯৭০ সালের জাতীয় পরিষদের নির্বাচন ছিল অবিভক্ত পাকিস্তান রাষ্ট্রের- (অনুধাবন)
i. প্রথম নির্বাচন
ii. মধ্যবর্তী নির্বাচন
iii. শেষ নির্বাচন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫২. ১৯৭০ সালের নির্বাচনের চূড়ান্ত পরিণতি হলো- (অনুধাবন)
i. ভারত-পাকিস্তান যুদ্ধ
ii. পাকিস্তানের ভাঙন
iii. বাংলাদেশের স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৩. স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের উল্লেখযোগ্য অবদান হলো-
(অনুধাবন)
i. পুরাতন অবকাঠামো মেরামত ও নতুন অবকাঠামো নির্মাণ
ii. মৃতপ্রায় শিল্প পুনরুজ্জীবিত ও শিল্প কারখানা সরকারিকরণ
iii. সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংবিধান প্রণয়ন ও কার্যকর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] রর, iii
✅ i, ii ও iii
১৫৪. সপ্তম জাতীয় সংসদের সুফল হলো- (অনুধাবন)
i. বিভিন্ন সংসদীয় কমিটি গঠনের মাধ্যমে সংসদকে শক্তিশালী করা
ii. প্রধানমন্ত্রীর প্রশ্ন ও উত্তর পর্ব প্রবর্তন
iii. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৫. ড. ফখরুদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে উল্লেখযোগ্য ঘটনা হলো- (অনুধাবন)
i. অনেকগুলো অধ্যাদেশ জারি
ii. দুর্নীতির বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন
iii. সেনা হস্তক্ষেপ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] রর, iii
[ঘ] i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৬ ও ১৫৭ নং প্রশ্নের উত্তর দাও :
১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার পর দেশে অগণতান্ত্রিক শাসন চালু হয়েছিল। এসময় জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। এ শাসন ১৫ বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল।
১৫৬. অনুচ্ছেদে কোন শাসনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? (প্রয়োগ)
[ক] মোস্তাকের শাসন
[খ] জিয়ার শাসন
✅ সেনাশাসন
[ঘ] তত্ত্বাবধায়ক শাসন
১৫৭. এ ধরনের শাসন অবসানে মুখ্য ভূমিকা ছিল- (উচ্চতর দক্ষতা)
i. সাধারণ জনগণের
ii. রাজনীতিবিদদের
iii. ছাত্রদের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💘 রাজনৈতিক দল
◈ বর্তমানে দলীয় সরকারকে বোঝায়- প্রতিনিধিত্বমূলক সরকার।
◈ গণতান্ত্রিক রাষ্ট্রের কথা কল্পনা করা যায় না- রাজনৈতিক দল ব্যতীত।
◈ সাধারণত একক কিংবা একদল বিশিষ্ট বা সৃজনশীল নেতৃত্বের সমন্বয়ে গড়ে উঠে- রাজনৈতিক দল।
◈ আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন- অধ্যাপক ফাইনার।
◈ রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে নির্বাচনে জয়লাভের পর- সরকার গঠন করা।
◈ বিরোধী দল হলো বিকল্প সরকার- সংসদীয় ব্যবস্থায়।
◈ সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করে- রাজনৈতিক দল।
◈ শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দলের অস্তিত্ব সাফল্যের প্রধান শর্ত- গণতান্ত্রিক ব্যবস্থায়।
◈ পাকিস্তান প্রতিষ্ঠায় মুসলিম লীগ তেমনি বাংলাদেশ প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম পরিচালনা করে- আওয়ামী লীগ।
◈ সংসদীয় ব্যবস্থায় বিকল্প সরকার হলো- বিরোধী দল।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download
১৫৮. আধুনিক রাষ্ট্রের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)
[ক] প্রতিনিধি
[খ] জনগণ
✅ রাজনৈতিক দল
[ঘ] সংসদ
১৫৯. কোনটি ব্যতীত গণতান্ত্রিক রাষ্ট্রের কথা চিন্তা করা যায় না? (জ্ঞান)
✅ রাজনৈতিক দল
[খ] রাজনৈতিক সভা
[গ] শ্রমিকসংঘ
[ঘ] জাতিসংঘ
১৬০. রাজনৈতিক দল কীভাবে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে? (অনুধাবন)
[ক] নাগরিক অধিকার সংরক্ষণ করে
✅ দলীয় আদর্শ প্রচার ও জনমত গঠনের মধ্য দিয়ে
[গ] দুর্নীতি দমন করে
[ঘ] রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করে
১৬১. “রাজনৈতিক দল বলতে কমবেশি সংগঠিত একদল লোককে বোঝায়, যারা রাজনৈতিক এককরূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায়।” -উক্তিটি কার? (জ্ঞান)
[ক] এরিস্টটলের
[খ] সক্রেটিসের
[গ] প্লেটোর
✅ গেটেলের
১৬২. রাজনৈতিক দল কীভাবে গড়ে ওঠে? (অনুধাবন)
✅ সৃজনশীল নেতৃত্বের মাধ্যমে
[খ] সাংবিধানিক উপায়ে সরকার গঠনের মাধ্যমে
[গ] দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে
[ঘ] রাজনৈতিক তৎপরতা প্রদর্শনের মাধ্যমে
১৬৩. “যারা কতকগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে, সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়”- কার উক্তি? (জ্ঞান)
[ক] রুশোর
[খ] গেটেলের
[গ] প্লেটোর
✅ ম্যাকাইভারের
১৬৪. গণতান্ত্রিক ব্যবস্থায় নিচের কোনটি রাজনৈতিক দলের কাজের মধ্যে পড়ে? (জ্ঞান)
[ক] নাগরিকত্ব প্রদান
[খ] হাসপাতাল প্রতিষ্ঠা
[গ] শিক্ষাপ্রতিষ্ঠান করা
✅ দলের নীতি নির্ধারণ
১৬৫. যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ‘H’ রাজনৈতিক দল বিশেষজ্ঞদের নিয়ে টকশোর আয়োজন করে। এতে উক্ত রাজনৈতিক দলের কোন কাজটির প্রাধান্য দেখা যায়? (প্রয়োগ)
✅ জনসমর্থন সৃষ্টি
[খ] প্রার্থী মনোনয়ন
[গ] নীতিমালা তৈরি
[ঘ] নির্বাচনি প্রচারণা
১৬৬. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কীভাবে রাষ্ট্রের শাসনভার গ্রহণ ও রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়? (অনুধাবন)
[ক] জনমত গঠনের মাধ্যমে
[খ] দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে
[গ] ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে
✅ বৈধ ও নিয়মমাফিক নির্বাচনের মাধ্যমে
১৬৭. “আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন” -উক্তিটি কার? (জ্ঞান)
[ক] উইলোবির
✅ ফাইনারের
[গ] গেটেলের
[ঘ] ম্যাকাইভারের
১৬৮. কোন শাসনব্যবস্থায় রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সর্বাধিক? (জ্ঞান)
[ক] একনায়কতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] রাজতান্ত্রিক
১৬৯. রাজনৈতিক দলের নীতিমালা ও কর্মসূচি কোথায় উল্লেখ থাকে? (জ্ঞান)
[ক] সংবিধানে
[খ] রাজনৈতিক গ্রন্থে
[গ] নির্বাচনি আচরণবিধিতে
✅ ম্যানিফেস্টোতে
১৭০. ‘H’ দল বিভিন্ন সভা-সমিতি, টকশো এবং পত্রপত্রিকায় মতামত ব্যক্ত করার মাধ্যমে তাদের নীতি ও কর্মসূচি প্রচার করে। ‘H’ দলকে কী বলে অভিহিত করা যায়? (প্রয়োগ)
[ক] সামাজিক দল
[খ] সরকারি দল
[গ] বিরোধী দল
✅ রাজনৈতিক দল
১৭১. কোন ধরনের শাসনব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? (জ্ঞান)
[ক] রাজতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] স্বৈরতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
১৭২. সংসদের বাইরে বক্তব্য, বিবৃতি ও সমালোচনার মাধ্যমে সরকারকে আইনের মধ্যে রাখতে বাধ্য করে কোন দল? (জ্ঞান)
[ক] সামাজিক
[খ] আঞ্চলিক
✅ বিরোধী
[ঘ] ধর্মীয়
১৭৩. সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলকে কী হিসেবে ধরা হয়? (জ্ঞান)
✅ বিকল্প সরকার
[খ] পরিপূরক সরকার
[গ] সাধারণ সরকার
[ঘ] গৌণ সরকার
১৭৪. বিরোধী দলের সাথে সরকারের সম্পর্ক হিসেবে কোনটি যথার্থ? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রার্থী মনোনয়ন করে
[খ] রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে
✅ গঠনমূলক সমালোচনা করে
[ঘ] জনসমর্থন সৃষ্টি করে
১৭৫. জাতীয় সংসদে একজন সংসদ সদস্য তার নির্বাচনি এলাকার জলাবদ্ধতার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে এবং এর প্রতিকার দাবি করে। বিষয়টি দ্বারা কাদের মধ্যকার সম্পর্ক প্রকাশ পায়? (প্রয়োগ)
[ক] দলের সাথে জনগণের
✅ জনগণের সাথে সরকারের
[গ] সরকারের সাথে দলের
[ঘ] নির্বাচকমণ্ডলীর সাথে সরকারের
১৭৬. ব্যক্তি ও সরকারের মধ্যে যোগাযোগ স্থাপন করে কোনটি? (জ্ঞান)
[ক] শ্রমিক
[খ] ধর্মীয়
[গ] বণিক
✅ রাজনৈতিক
১৭৭. রাজনৈতিক দল আন্দোলন গড়ে তোলে কেন? (অনুধাবন)
✅ নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য
[খ] পরাধীনতা থেকে মুক্তির জন্য
[গ] নেতৃত্ব প্রদানের জন্য
[ঘ] ধর্ম প্রচারের জন্য
১৭৮. পাকিস্তান অর্জনে কোন দল আন্দোলন ও সংগ্রাম পরিচালনা করে? (জ্ঞান)
[ক] কৃষক-শ্রমিক পার্টি
[খ] আওয়ামী লীগ
[গ] নেজামে ইসলামী
✅ মুসলিম লীগ
১৭৯. বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কোন রাজনৈতিক দল আন্দোলন-সংগ্রাম পরিচালনা করে? (জ্ঞান)
[ক] মুসলিম লীগ
✅ আওয়ামী লীগ
[গ] জাতীয় পার্টি
[ঘ] কম্যুনিস্ট পার্টি
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮০. রাজনৈতিক দল ক্ষমতা দখলের চেষ্টা করে- (অনুধাবন)
i. অবৈধ উপায়ে
ii. আদর্শ প্রচারের মাধ্যমে
iii. জনমত গঠনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮১. রাজনৈতিক দল তৎপরতা প্রদর্শন করে- (অনুধাবন)
i. জাতীয় উন্নতিতে
ii. দলীয় সদস্যদের স্বার্থ সংরক্ষণে
iii. জাতীয় স্বার্থ সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮২. বিরোধী দল সংসদকে কার্যকর করে তোলে- (অনুধাবন)
i. পার্লামেন্টে নিন্দা প্রস্তাব করে
ii. পার্লামেন্টে বিতর্ক করে
iii. পার্লামেন্টে মতামত ব্যক্ত করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮৩. রাজনৈতিক দল জনসমর্থন সৃষ্টি করে- (অনুধাবন)
i. টকশোর মাধ্যমে
ii. পার্লামেন্টে মতামত ব্যক্ত করে
iii. সভা সমিতিরি মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮৪. খালেদ সাহেব ও সাব্বির সাহেব একই রাজনৈতিক দলের সদস্য। তারা সমর্থন সৃষ্টির লক্ষ্যে- (প্রয়োগ)
i. মিছিল করেন
ii. সভা-সমিতি করেন
iii. টকশোর আয়োজন করেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৫. রাজনৈতিক দলগুলোর বক্তব্য, বিবৃতি ও বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করার কারণ হলো- (অনুধাবন)
i. জনসমর্থন সৃষ্টি করা
ii. জনগণের সচেতনতা বৃদ্ধি করা
iii. জনগণের ক্ষমতা বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৬. রাজনৈতিক দলের গুরুত্ব স্বীকৃত- (অনুধাবন)
i. সমাজতান্ত্রিক সরকারব্যবস্থায়
ii. গণতান্ত্রিক সরকারব্যবস্থায়
iii. একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮৭. গণতান্ত্রিক সরকারব্যবস্থায় শক্তিশালী বিরোধীদলের প্রয়োজনীয়তা হলো-
(অনুধাবন)
i. তাদেরকে বিকল্প সরকার হিসেবে ভাবা হয়
ii. সরকারকে আইনের মধ্যে থাকতে বাধ্য করে
iii. সরকারকে ক্ষমতাচ্যুত করার একমাত্র উপায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৮. রাজনৈতিক দলের উদ্দেশ্য হিসেবে যৌক্তিকে হলো- (অনুধাবন)
i. দলীয় স্বার্থ সংরক্ষণ
ii. জাতীয় স্বার্থ সংরক্ষণ
iii. ব্যক্তিগত স্বার্থ ত্যাগ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৯ ও ১৯০ নং প্রশ্নের উত্তর দাও :
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই মারুফ, রাসেল ও নাদিরসহ অনেকে দেশের বেকার সমস্যা নিয়ে চিন্তিত ছিল। লেখাপড়া শেষ করে তারা এ সমস্যা সমাধানে কর্মপদ্ধতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন করে সাধারণ মানুষকে এ সমস্যা থেকে মুক্তির উপায়ের যৌক্তিকতা তুলে ধরেন। তাদের সংঘবদ্ধতা যথাযথ প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে সাহায্য করে।
১৮৯. অনুচ্ছেদে বর্ণিত ছাত্রদের সংঘবদ্ধতা নিচের কোনটিকে নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] ছাত্র সংঘ
[খ] সমাজসেবা সংঘ
[গ] বিরোধী দল
✅ রাজনৈতিক দল
১৯০. এ ধরনের সংঘের ধারাবাহিক উদ্দেশ্য- (উচ্চতর দক্ষতা)
i. সমস্যা চিহ্নিতকরণ-পরিকল্পনা
ii. জাতীয় সমৃদ্ধি-রাজনৈতিক কর্তৃত্ব
iii. রাজনৈতিক কর্তৃত্ব-সমস্যা চিহ্নিতকরণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 গণতন্ত্র ও নির্বাচনের সম্পর্ক
◈ রাষ্ট্র ও সরকারের বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি বাছাইয়ের জন্য অনুষ্ঠিত হয়- নির্বাচন।
◈ আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সকল ক্ষমতার উৎস- জনগণ।
◈ জনগণের সার্বভৌমত্বের প্রয়োগ ঘটে- নির্বাচনের মাধ্যমে।
◈ যারা ভোটদানের অধিকার ভোগ করেন তাদেরকে বলে- ভোটার বা নির্বাচক।
◈ সংসদ নির্বাচনের সুবিধার জন্য সমগ্র বাংলাদেশকে- বিভক্ত করা হয়েছে ৩০০টি নির্বাচনি এলাকায়।
◈ প্রায় সকল রাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ার জন্য ব্যবহৃত হয়- গোপন ব্যালট পদ্ধতি।
◈ সকল ভোটারকে একত্রে বলা হয়- নির্বাচকমণ্ডলী।
◈ নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করেন- নির্বাচন কমিশন।
◈ জনগণ তাদের জবাব প্রদান করেন- নির্বাচনের মাধ্যমে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯১. শাসন পরিচালনার জন্য নির্বাচনের বিকল্প নেই কেন? (অনুধাবন)
[ক] দলকে প্রত্যাখ্যান করা যায়
✅ গণতান্ত্রিক শাসনব্যবস্থা অক্ষুণœ থাকে
[গ] জনমতের বিরোধিতা করা যায়
[ঘ] পূর্ববর্তী সরকারকে হেয় করা যায়
১৯২. কিরূপ শাসনব্যবস্থায় জনপ্রতিনিধিদের মাধ্যমে শাসন পরিচালনার জন্য নির্বাচনের বিকল্প নেই? (জ্ঞান)
✅ গণতান্ত্রিক
[খ] রাজতান্ত্রিক
[গ] ধনতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক
১৯৩. রাষ্ট্র ও সরকারের বিভিন্ন স্তরে নির্বাচন অনুষ্ঠিত হয় কী কারণে? (অনুধাবন)
[ক] জনসমর্থন জানার জন্য
[খ] ক্ষমতা চর্চার জন্য
✅ জনপ্রতিনিধি বাছাইয়ের জন্য
[ঘ] সার্বভৌমত্ব রক্ষার জন্য
১৯৪. নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সরকার গঠন ও পরিচালনার পূর্বশর্ত হিসেবে কোনটিকে ধরা যায়? (জ্ঞান)
[ক] আর্থিক ক্ষমতা
[খ] প্রতিনিধিদের দায়িত্বশীলতা
✅ জনগণের ম্যান্ডেট
[ঘ] প্রতিনিধির সত্যতা
১৯৫. কোন প্রক্রিয়ার মাধ্যমে জনগণ চাইলে পূর্ববর্তী সরকার ও দলকে প্রত্যাখ্যান করতে পারে? (জ্ঞান)
[ক] বিদ্রোহ
[খ] মত প্রদান
✅ নির্বাচন
[ঘ] বিচার
১৯৬. নিচের কোনটি জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়? (জ্ঞান)
✅ গণতন্ত্র
[খ] রাজতন্ত্র
[গ] সমাজতন্ত্র
[ঘ] প্রজাতন্ত্র
১৯৭. জনগণের সার্বভৌমত্বের প্রয়োগ ঘটে কিসের মাধ্যমে? (জ্ঞান)
[ক] শাসন পরিচালনা
[খ] সরকার গঠন
✅ নির্বাচন
[ঘ] মতামত প্রদান
১৯৮. আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্রের ক্ষমতার উৎস কে? (জ্ঞান)
[ক] সরকার
✅ জনগণ
[গ] মন্ত্রী
[ঘ] আমলা
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯৯. মানিক ও সেলিম নির্বাচনে অংশগ্রহণ করলেন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য তাদের প্রয়োজন- (প্রয়োগ)
i. ভোটকেন্দ্র পরিদর্শন
ii. জনগণের ম্যান্ডেট লাভ
iii. জনগণের রায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২০০. জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত উপযুক্ত প্রতিনিধিদের দ্বারা- (অনুধাবন)
i. সরকার গঠিত হয়
ii. সরকার পরিচালিত হয়
iii. নতুন রাজনৈতিক দল গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২০১ ও ২০২ নং প্রশ্নের উত্তর দাও :
শ্রেণি প্রতিনিধি নির্ধারণের জন্য শিক্ষক সকল শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করান। তারা একে একে ক্যাপ্টেন নির্বাচন করার জন্য গোপন বাক্সে নাম জমা দিল।
২০১. সারিবদ্ধভাবে দাঁড়ানো শিক্ষার্থীদের বলা হয়- (প্রয়োগ)
i. নির্বাচকমণ্ডলী
ii. প্রতিনিধি
iii. ভোটার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০২. উক্ত প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব- (উচ্চতর দক্ষতা)
i. পূর্ববর্তী সরকারকে প্রত্যাখ্যান
ii. নতুন সরকার গঠন
iii. নতুন দল গঠন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া
◈ প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলোতে প্রচলিত ছিল- প্রত্যক্ষ গণতন্ত্র।
◈ প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া হলো- নির্বাচন।
◈ যারা ভোটদানের অধিকার ভোগ করেন তাদেরকে বলা হয়- নির্বাচক।
◈ নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত হয়- আইনসভা।
◈ প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি চালু রয়েছে- বাংলাদেশে।
◈ ইলেকটারাল কলেজ বলা হয়- নির্বাচকমণ্ডলীকে।
◈ সমগ্র বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে- ৩০০টি নির্বাচনি এলাকায়।
◈ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সদস্য আছে- ৫০ জন।
◈ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনি তফসিল ঘোষণার পরই শুরু হয়- নির্বাচন প্রক্রিয়া।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০৩. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণের অধিকার প্রয়োগের গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? (জ্ঞান)
[ক] বিরোধী দল
✅ নির্বাচন
[গ] জাতীয় সংসদ
[ঘ] সরকারি দল
২০৪. দেশ পরিচালনার জন্য নাগরিকবৃন্দ কর্তৃক বিভিন্ন দলের প্রার্থীদের মধ্য থেকে প্রতিনিধি বাছাইকে কী বলে? (জ্ঞান)
✅ নির্বাচন
[খ] গণতন্ত্র
[গ] রাজতন্ত্র
[ঘ] নির্বাচক
২০৫. যারা ভোটদানের অধিকার ভোগ করেন তাদের কী বলে? (জ্ঞান)
[ক] ডাক্তার
[খ] উকিল
[গ] আমলা
✅ নির্বাচক
২০৬. সকল ভোটারদের একত্রিতভাবে কী বলে? (জ্ঞান)
[ক] নির্বাচক
[খ] রাজনৈতিক প্রতিনিধি
✅ নির্বাচকমণ্ডলী
[ঘ] সংসদ সদস্য
২০৭. নির্বাচনি এলাকার ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞান)
[ক] Constetantion
[খ] Constitution
✅ Constituency
[ঘ] Constitent
২০৮. বাংলাদেশে জাতীয় পর্যায়ে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] উপজেলা পরিষদ
[খ] সিটি কর্পোরেশন
✅ জাতীয় সংসদ
[ঘ] ইউনিয়ন পরিষদ
২০৯. পৃথিবীর বিভিন্ন দেশে কয়টি নির্বাচন পদ্ধতি চালু আছে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
২১০. বাংলাদেশে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি চালুর ক্ষেত্রে কোনটি যথার্থ? (উচ্চতর দক্ষতা)
[ক] মধ্যবর্তী নির্বাচনি সংস্থা সৃষ্টি
[খ] রাজনৈতিক দলের মাধ্যমে প্রার্থীদের মনোনয়ন
✅ সরাসরি ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন
[ঘ] প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ
২১১. বাংলাদেশে কোন ধরনের নির্বাচন পদ্ধতি চালু আছে? (জ্ঞান)
✅ প্রত্যক্ষ নির্বাচন
[খ] পরোক্ষ নির্বাচন
[গ] প্রতিনিধিত্বমূলক নির্বাচন
[ঘ] সরাসরি নির্বাচন
২১২. পরোক্ষ নির্বাচনে নির্বাচন প্রক্রিয়ায় যে মধ্যবর্তী নির্বাচনি সংস্থা তৈরি করা হয় তা কী নামে পরিচিত? (জ্ঞান)
[ক] ইলেক্ট্ররাল গেট
[খ] ইলেক্ট্ররাল স্কুল
✅ ইলেক্ট্ররাল কলেজ
[ঘ] ইলেক্ট্ররাল রুম
২১৩. পরোক্ষ নির্বাচনে মধ্যবর্তী নির্বাচনি সংস্থা চূড়ান্তভাবে কোনটি নির্বাচন করে? (জ্ঞান)
✅ রাষ্ট্রপ্রধান
[খ] আমলা
[গ] বিচারপতি
[ঘ] মন্ত্রী
২১৪. ‘H’ দেশের ভোটাররা ভোটের মাধ্যমে একটি মধ্যবর্তী সংস্থা তৈরি করে। এই মধ্যবর্তী সংস্থাই চূড়ান্তভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচন করে। ‘H’ দেশের সাথে সাদৃশ্যপূর্ণ দেশ কোনটি? (প্রয়োগ)
[ক] বাংলাদেশ
[খ] ভারত
[গ] যুক্তরাজ্য
✅ যুক্তরাষ্ট্র
২১৫. নির্বাচনের সময় প্রার্থীরা প্রাথমিকভাবে কীভাবে মনোনীত হন? (অনুধাবন)
[ক] মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে
✅ রাজনৈতিক দলের মাধ্যমে
[গ] নির্বাচকমণ্ডলীর মাধ্যমে
[ঘ] বিভিন্ন প্রার্থীর মধ্যে প্রতীক বণ্টনের মাধ্যমে
২১৬. প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ লাভ করে কীভাবে? (অনুধাবন)
[ক] নির্বাচন কমিশনের মনোনয়নের মাধ্যমে
✅ রাজনৈতিক দলের মনোনয়নের মাধ্যমে
[গ] জনগণের মনোনয়নের মাধ্যমে
[ঘ] জাতীয় সংসদের মনোনয়নের মাধ্যমে
২১৭. বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি সংরক্ষিত আসন রয়েছে? (জ্ঞান)
[ক] ৩০
[খ] ৪০
✅ ৫০
[ঘ] ৭০
২১৮. কার দ্বারা নির্বাচনি তফসিল ঘোষিত হয়? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
✅ নির্বাচন কমিশন
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] জাতীয় সংসদ
২১৯. নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ কিসের অংশ? (জ্ঞান)
[ক] নির্বাচনি আইনকানুন
[খ] রাজনৈতিক পদ্ধতি
✅ নির্বাচন প্রক্রিয়া
[ঘ] নির্বাচনি আচরণবিধি
২২০. কোন সংস্থার তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে নির্বাচনি প্রক্রিয়া সম্পাদিত হয়? (জ্ঞান)
[ক] সচিবালয়
[খ] জাতীয় সংসদ
✅ নির্বাচন কমিশন
[ঘ] স্বরাষ্ট্র মন্ত্রণালয়
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২১. নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদিত হয়-
i. নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে
ii. নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে
iii. রাজনৈতিক দলের মাধ্যমে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২২. জনগণ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে-
i. নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে
ii. ভোটদানের মাধ্যমে
iii. সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২৩. নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়। এ তফসিলের মাধ্যমে প্রকাশিত হয়-
i. ভোটদানের পদ্ধতি
ii. প্রার্থীর যোগ্যতা
iii. নির্বাচনের নিয়মকানুন
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২৪. নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্ক আছে-
i. আমলাতন্ত্রের
ii. বৈধ কর্তৃপক্ষ নির্বাচনের
iii. গণতান্ত্রিক সরকার গঠনের
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২২৫. নির্বাচন কমিশনের কাজ হলো-
i. নির্বাচনের তারিখ ঘোষণা
ii. নির্বাচনি এলাকা নির্ধারণ
iii. নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২৬. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর যথার্থ কারণ-
i. জনস্বার্থ বিরোধী সরকারকে প্রত্যাখ্যান করা যায়
ii. জনগণের স্বার্থবিরোধী দলকে প্রত্যাখ্যান করা যায়
iii. জনগণের প্রতি সরকারের আচরণের জবাব দেওয়া যায়
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৭ ও ২২৮ নং প্রশ্নের উত্তর :
মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা মহানগর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য ‘H’ কমিশনকে নির্দেশ দেন। ‘H’ কমিশন যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে।
২২৭. ‘H’ কমিশন কোনটি? (প্রয়োগ)
[ক] কর্ম কমিশন
✅ নির্বাচন কমিশন
[গ] দুর্নীতি দমন
[ঘ] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিশন
২২৮. ‘H’ কমিশনের কাজ-
i. মেয়র নিয়োগ
ii. পোলিং অফিসার নিয়োগ
iii. ভোট গ্রহণ
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কাজ
◈ বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব- নির্বাচন কমিশনের।
◈ সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগদান করেন- রাষ্ট্রপতি।
◈ কমিশনের মেয়াদ- পাঁচ বছর।
◈ স্থানীয় ও জাতীয় পর্যায়ের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন ও তত্ত্বাবধান করে- নির্বাচন কমিশন।
◈ কমিশনাররা দায়িত্ব থেকে অপসারিত হতে পারেন- অসদাচরণ ও অসামর্থের কারণে।
◈ নির্বাচনি এলাকায় সীমানা নির্ধারণ করে- নির্বাচন কমিশন।
◈ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন পরিচালনা করে- নির্বাচন কমিশন।
◈ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ করেন- প্রয়োজনীয় রিটার্নিং ও পোলিং অফিসার।
◈ মনোনয়ন পত্র বাছাই সংক্রান্ত বিষয়ে বিতর্ক দেখা দিলে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে- নির্বাচন কমিশন।
◈ নির্বাচন কমিশন অর্পিত দায়িত্ব পালন করে- সংবিধান ও আইনানুযায়ী।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২৯. প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ দেন কে? (জ্ঞান)
✅ রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] স্পিকার
[ঘ] প্রধান বিচারপতি
২৩০. নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে কাজ করেন কে? (জ্ঞান)
✅ প্রধান নির্বাচন কমিশনার
[খ] প্রধান বিচারপতি
[গ] রাষ্ট্রপতি
[ঘ] প্রধানমন্ত্রী
২৩১. নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর? (জ্ঞান)
[ক] ৪
✅ ৫
[গ] ৬
[ঘ] ৭
২৩২. কমিশনাররা কার কাছে স্বেচ্ছায় পদত্যাগপত্র পেশ করতে পারেন? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] স্বরাষ্ট্রমন্ত্রী
[ঘ] স্পিকার
২৩৩. ভোটার তালিকা বিষয়ক কোনো প্রশ্ন উত্থাপিত হলে নির্বাচন কমিশন সে সম্পর্কে কিরূপ সিদ্ধান্ত দেয়? (জ্ঞান)
✅ নিষ্পত্তিমূলক
[খ] বর্ণনামূলক
[গ] বিশ্লেষণমূলক
[ঘ] উৎপত্তিমূলক
২৩৪. নির্বাহী কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের জন্য কিরূপ কাজ করে? (জ্ঞান)
[ক] বিরোধিতামূলক
[খ] প্রতিযোগিতামূলক
✅ সহায়তামূলক
[ঘ] উদ্দেশ্যমূলক
২৩৫. নির্বাচনি সীমানার বিতর্কের অবসান ঘটাতে কোন সংস্থার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়? (জ্ঞান)
[ক] ভূমি বিভাগ
✅ নির্বাচন কমিশন
[গ] রাজস্ব বিভাগ
[ঘ] ভূমি জরিপ বিভাগ
২৩৬. নির্বাচন কমিশন কেন প্রয়োজনীয় রিটার্নিং ও পোলিং অফিসার নিয়োগ করে? (অনুধাবন)
✅ নির্বাচন পরিচালনার জন্য
[খ] নির্বাচনি এলাকার উন্নয়নের জন্য
[গ] চাঁদা বা অনুদান প্রদানের জন্য
[ঘ] ভোটার তালিকা প্রণয়নের জন্য
২৩৭. সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন কাদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করেন? (জ্ঞান)
[ক] জনগণের
✅ সংসদ সদস্যদের
[গ] মন্ত্রীদের
[ঘ] আমলাদের
২৩৮. মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত দায়িত্ব কোন সংস্থার ওপর ন্যস্ত? (জ্ঞান)
[ক] দুর্নীতি দমন কমিশন
✅ নির্বাচন কমিশন
[গ] শিক্ষা কমিশন
[ঘ] রাজনৈতিক দল
২৩৯. জাতীয় ও স্থানীয় পর্যায়ের উপনির্বাচন পরিচালনা করে কোন সংস্থা? (জ্ঞান)
✅ নির্বাচন কমিশন
[খ] প্রতিরক্ষা বিভাগ
[গ] মন্ত্রণালয়
[ঘ] জাতীয় সংসদ
২৪০. কোনো সংসদ সদস্যের অযোগ্যতা সম্পর্কে কোনো প্রশ্ন দেখা দিলে কে এতে সিদ্ধান্ত ঘোষণা করে? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রী
[খ] প্রধান বিচারপতি
[গ] রাষ্ট্রপতি
✅ নির্বাচন কমিশন
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪১. নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে- (অনুধাবন)
i. নিরপেক্ষভাবে
ii. স্বাধীনভাবে
iii. স্বতন্ত্রভাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪২. নির্বাচন কমিশন গঠিত হয়- (অনুধাবন)
i. প্রধান বিচারপতিকে নিয়ে
ii. প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে
iii. অতিরিক্ত কয়েকজন নির্বাচন কমিশনারকে নিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪৩. নির্বাচন কমিশন পরিচালনা করে- (অনুধাবন)
i. ইউনিয়ন পরিষদ নির্বাচন
ii. পৌর কর্পোরেশন নির্বাচন
iii. জাতীয় সংসদ নির্বাচন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪৪. সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগদান করেন- (অনুধাবন)
i. প্রধান নির্বাচন কমিশনারকে
ii. দলীয় নেতাদের
iii. অন্য কমিশনারদের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪৫. নির্বাচন কমিশনাররা দায়িত্ব থেকে অপসারিত হতে পারেন- (অনুধাবন)
i. অসদাচরণের জন্য
ii. অসামর্থ্যরে জন্য
iii. অনুপস্থিতির জন্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪৬. নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ করে- (অনুধাবন)
i. রিটার্নিং অফিসার
ii. পোলিং অফিসার
iii. জেলা প্রশাসক
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৭ ও ২৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
ইসলামপুর ও শ্যামপুর পাশাপাশি দুটি গ্রাম। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সীমানা নির্ধারণের জটিলতায় উভয় গ্রামবাসী সমস্যায় পড়ে।
২৪৭. উভয় গ্রামের এ ধরনের সমস্যার সমাধান করবে কোন সংস্থা? (প্রয়োগ)
[ক] সরকার ✅ নির্বাচন কমিশন
[গ] রাজনৈতিক দল
[ঘ] সচিবালয়
২৪৮. উক্ত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ হলো- (উচ্চতর দক্ষতা)
i. প্রধানমন্ত্রী নিয়োগ করে
ii. নির্বাচন পরিচালনা করে
iii. সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 নির্বাচনি আচরণবিধি
◈ নির্বাচনি আচরণের ৬টি বিধির মধ্যে নির্বাচনি প্রচারণা বিধির শর্ত রয়েছে- ১২টি।
◈ নির্বাচনি অপরাধ ও তার দণ্ড নির্ধারণ করা হয়েছে- গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী।
◈ জরিমানাসহ ক্ষেত্রবিশেষ সর্বোচ্চ ১০ বছর এবং কমপক্ষে ২ বছর সশ্রম কারাদণ্ড হতে পারে- গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এ বর্ণিত অপরাধের জন্য।
◈ নির্বাচনি তফসিল ঘোষণার পর ভোট গ্রহণের দিন পর্যন্ত কোনো প্রার্থীর ক্ষেত্রে নিষিদ্ধ- কোনো প্রতিষ্ঠানে চাঁদা অনুদান প্রদান ইত্যাদি।
◈ রাজনৈতিক দল ও প্রার্থী প্রচারণার ক্ষেত্রে ভোগ করবে- সমান অধিকার।
◈ নির্বাচনে ভোট কেন্দ্রে প্রবেশাধিকার রয়েছে- নির্বাচনি কর্মকর্তা, কর্মচারী, প্রার্থী, নির্বাচনি এজেন্ট এবং ভোটারগণের।
◈ ভোটকেন্দ্রে ঘোরাফেরা করতে পারবে না- কোনো প্রার্থী বা দলের কর্মীগণ।
◈ নির্বাচনপূর্ব অনিয়ম এর প্রতিকার করতে চাইলে আবেদন করতে হবে- নির্বাচনি এলাকাধীন ইলেক্ট্রোরাল ইনকোয়ারি বরাবর।
◈ সভা ও মিছিলের ওপর আরোপিত নিষেধ লঙ্ঘন- দুর্নীতিমূলক অপরাধ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪৯. নির্বাচনি আচরণবিধির ক্ষেত্রে কোনটির গুরুত্ব বেশি? (জ্ঞান)
✅ নির্বাচনি প্রচারণা
[খ] নির্বাচনকে অপশক্তি থেকে প্রভাবমুক্ত রাখা
[গ] ভোটকেন্দ্রে প্রবেশাধিকার
[ঘ] নির্বাচনি অনিয়ম
২৫০. রাস্তা বা সড়কের ওপর নির্বাচনি ক্যাম্প স্থাপন করা যাবে না কেন? (অনুধাবন)
[ক] সংবিধান লঙ্ঘন হয় বলে
[খ] মানবাধিকারের প্রতি হস্তক্ষেপ বলে
[গ] সৌন্দর্যহানি ঘটে বলে
✅ চলাচলে বিঘœ হতে পারে বলে
২৫১. নির্বাচনি এলাকাধীন ইলেকট্রোরাল ইনকোয়ারি কমিটি বরাবর আবেদন করা হয় কেন? (অনুধাবন)
[ক] নির্বাচনি তফসিল ঘোষণার জন্য
[খ] শান্তি-শঙ্খলা রক্ষার জন্য
✅ নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিকারের জন্য
[ঘ] ভোটার তালিকা প্রণয়নের জন্য
২৫২. কোন আদেশ অনুযায়ী নির্বাচনি অপরাধ ও তার দণ্ড নির্ধারণ করা হয়েছে? (জ্ঞান)
[ক] প্রজাতান্ত্রিক
[খ] গণপ্রজাতান্ত্রিক
✅ গণপ্রতিনিধিত্ব
[ঘ] প্রতিনিধিত্ব
২৫৩. কোন সংস্থার অনুমোদন ব্যতীত নির্বাচনি কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে আদালতে মামলা করা যাবে না? (জ্ঞান)
[ক] আদালত
[খ] জাতীয় সংসদ
✅ নির্বাচন কমিশন
[ঘ] সচিবালয়
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫৪. নির্বাচনে বেআইনি আচরণ করা হয়- (অনুধাবন)
i. ভোটদানে বাধা সৃষ্টি করে
ii. ঘুষ গ্রহণ করে
iii. জাল ভোট দিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৫৫. নির্বাচনি আচরণবিধির আওতাভুক্ত হলো- (অনুধাবন)
i. নির্বাচন সংক্রান্ত বিধিবিধান পালন
ii. কোনো প্রতিষ্ঠানে চাঁদা বা অনুদান না দেওয়া
iii. অপশক্তি থেকে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৫৬. নির্বাচনি আচরণবিধি অনুযায়ী নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে- (অনুধাবন)
i. দল বা প্রার্থী নির্বিশেষে সবাই সমান সুযোগ ভোগ করবে
ii. সভা ও মিছিলে কেউ বাধা প্রদান করতে পারবে না
iii. রাস্তার ওপর নির্বাচনি ক্যাম্প স্থাপন করতে পারবে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৫৭. ভোটকেন্দ্রে প্রবেশাধিকার রয়েছে- (অনুধাবন)
i. নির্বাচনি কর্মচারীর
ii. ভোটারগণের
iii. দলীয় কর্মীর
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫৮. নির্বাচনি আচরণ লঙ্ঘন হলো- (অনুধাবন)
i. ঘুষ গ্রহণ করা
ii. নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ব্যয় করা
iii. জালভোট বা ছদ্ম নামে ভোট দেওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৫৯. নির্বাচনি আচরণের বহির্ভুত হলো- (অনুধাবন)
i. কোনো প্রার্থীর প্রতীক সম্পর্কে মিথ্যা বলা
ii. আইনসম্মত আচরণ করা
iii. কোনো প্রার্থীর প্রার্থিতা সম্পর্কে মিথ্যা বলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৬০. মিনহাজ তার দলকে জয়ী করার জন্য অন্য দলের সভা-মিছিলে বাধা প্রদানসহ জাল ভোট দেয়। মিনহাজের অপরাধ- (প্রয়োগ)
i. রাজনৈতিক
ii. নির্বাচনি
iii. দুর্নীতি সংক্রান্ত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬১ ও ২৬২ নং প্রশ্নের উত্তর দাও :
হাশেম ও আবুল দুজনই স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী। হাশেমের পোস্টারের ওপর আবুলের লোকজন পোস্টার লাগিয়ে দেয়। কোথাও কোথাও তারা হাশেমের পোস্টার ছিঁড়ে ফেলে।
২৬১. আবুলের লোকদের এ ধরনের কাজকে নির্বাচনি আচরণবিধির ভাষায় কী বলে? (প্রয়োগ)
[ক] নির্বাচনি অনিয়ম
✅ নির্বাচন পূর্ব অনিয়ম
[গ] নির্বাচনকালীন অনিয়ম
[ঘ] নির্বাচনি দুর্নীতি
২৬২. উপরোক্ত কাজের প্রতিকার পেতে হাশেম আবেদন করতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. ইলেক্ট্ররাল ইনকোয়ারি কমিটিতে
ii. ইলেক্ট্ররাল কলেজে
iii. নির্বাচন কমিশনে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment