SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৭ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সপ্তম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 Bangladesh and Global Studies Guide and SSC Exam Preparation
Bangladesh and Global Studies Chapter-07
Bangladesh and Global Studies
MCQ
Question and Answer pdf download

বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা

১. এককক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন দেশের উদাহরণ নিচের কোনটি?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] যুক্তরাজ্য
[গ] ভারত
✅ বাংলাদেশ

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
হৃদয় তার প্রবাসী বন্ধুকে জানায় বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বিলের পৃষ্ঠপোষকতা, অর্থবিষয়ক কাজ, দলের নেতা, সংসদবিষয়ক ক্ষমতা প্রভৃতি ক্ষেত্রে দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করেন।

২. জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ক্ষেত্রে হৃদয় প্রদত্ত কোন তথ্যটি সঠিক?
i. সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করা
ii. বার্ষিক বাজেট অনুমোদন
iii. সংসদ সদস্যদের অধিকার সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৩. উপরোক্ত দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রীকে বলা হয়-
✅ সরকার প্রধান
[খ] নির্বাহী প্রধান
[গ] সংসদ প্রধান
[ঘ] দলীয় প্রধান

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. পুরো শাসন ব্যবস্থার কার্যকর নেতৃত্বে প্রদান করেন কে?
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] সচিব
[ঘ] জাতীয় সংসদ

২. পৃথিবীর সকল দেশের স্থানীয় সরকার ব্যবস্থার ভিন্নতার কারণ কোনটি?
✅ রাজনৈতিক সংস্কৃতির ভিন্নতা
[খ] বিচিত্র স্বাধীনতার ইতিহাস
[গ] কেন্দ্রীয় সিদ্ধান্তের পার্থক্য
[ঘ] দেশের আয়তনের ভিন্নতা

৩. সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দান করেন?[
[ক] ১০
✅ ১৫
[গ] ২০
[ঘ] ২৫

৪. শহর এলাকায় স্থানীয় সংস্থাটি হলো-
[ক] ইউনিয়ন পরিষদ
[খ] উপজেলা পরিষদ
✅ পৌরসভা
[ঘ] জেলা পরিষদ

৫. বর্তমানে বাংলাদেশে কতটি জেলা আছে?
[ক] ৬২
[খ] ৬৩
✅ ৬৪
[ঘ] ৬৫

৬. সচিবালয়ের পদসোপান অনুযায়ী নিচের কোনটি সঠিক?
✅ সচিব → অতিরিক্ত সচিব → যুগ্ম সচিব
[খ] সচিব → উপসচিব → অতিরিক্ত সচিব
[গ] উপসচিব → সহকারী সচিব → যুগ্ম সচিব
[ঘ] সচিব → যুগ্ম সচিব → অতিরিক্ত সচিব

৭. জেলা পরিষদের সদস্য সংখ্যা কত?
[ক] ৫ জন
[খ] ৯ জন
[গ] ১৩ জন
✅ ২১ জন

৮. কোন কাজটি দ্বারা বোঝা যায় জাতীয় সংসদ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে?
[ক] বাজেট পাস
✅ নিন্দা প্রস্তাব
[গ] রাষ্ট্রপতি নিয়োগ
[ঘ] প্রধানমন্ত্রী নিয়োগ

৯. মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
✅ সচিব
[খ] মন্ত্রী
[গ] সহকারী সচিব
[ঘ] উপমন্ত্রী

১০. বিচার বিভাগের কার্য্যাবলি কোনটি?
[ক] শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা
✅ আইন প্রণয়ন করা
[গ] মৌলিক অধিকার সংরক্ষণ করা
[ঘ] সংবিধান সংশোধন করা

১১. রাষ্ট্রে জরুরি অবস্থা কে জারি করতে পারেন?
[ক] প্রধানমন্ত্রী
[খ] স্পিকার
[গ] ডেপুটি স্পিকার
✅ প্রেসিডেন্ট

১২. ইউনিয়ন পরিষদের কাজ কোনটি?
✅ জনশৃঙ্খলা রক্ষা
[খ] সাধারণ পাঠাগারের ব্যবস্থাপকরণ
[গ] জেলার উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা
[ঘ] জননিরাপত্তামূলক কার্যক্রম

১৩. বাংলাদেশ সরকারের প্রধান কে?
✅ রাষ্ট্রপতি
[খ] স্পিকার
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] ডেপুটি স্পিকার

১৪. কে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন?
[ক] প্রধানমন্ত্রী
[খ] স্পিকার
✅ রাষ্ট্রপতি
[ঘ] স্বরাষ্ট্রমন্ত্রী

১৫. আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডকে মওকুফ করতে পারেন-
✅ রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] প্রধান বিচারপতি
[ঘ] স্পিকার

১৬. জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
[ক] ৪০টি
[খ] ৪২টি
[গ] ৪৫টি
✅ ৫০টি

১৭. সচিবালয়কে সরকারি কার্যকলাপের মূল উৎস বলা হয় কেন?
[ক] সবচেয়ে ক্ষমতাধর বিভাগ
✅ সরকারি যাবতীয় সিদ্ধান্ত গৃহীত হয় এখানে
[গ] রাষ্ট্র নির্ভরশীল
[ঘ] প্রজাতন্ত্রের আইন প্রণয়ের ক্ষমতা ন্যস্ত

১৮. হোস্টেল নির্মাণ পৌরসভার কোন ধরনের কাজ?
[ক] সমাজকল্যাণ সংক্রান্ত
[খ] জননিরাপত্তামূলক
[গ] বাসস্থান সংক্রান্ত
✅ শিক্ষা সংক্রান্ত

১৯. প্রধান বিচারপতি ও উচ্চ আদালতের বিচারপতিগণের নিয়োগ সাধারণত কোন বিভাগের উপর ন্যস্ত থকে?
[ক] জনসাধারণের উপর
[খ] আইন সভার উপর
✅ শাসন বিভাগের উপর
[ঘ] বিচার বিভাগের উপর

২০. নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সরকারের এজেন্ট হিসেবে কাজ করেন?
[ক] অতিরিক্ত কমিশনার
[খ] জেলা প্রশাসক
[গ] যুগ্মসচিব
✅ বিভাগীয় কমিশনার

২১. বিচার, অর্থ, পররাষ্ট্র বিষয়ক সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ও মতামত অনুযায়ী পরিচালিত হয়। এটি প্রধানমন্ত্রীর কোন ক্ষমতা ও কার্য্যাবলিকে নির্দেশ করে?
✅ নির্বাহী ক্ষমতা
[খ] আইন সংক্রান্ত ক্ষমতা
[গ] অর্থবিষয়ক ক্ষমতা
[ঘ] রাষ্ট্রীয় কাজের সমন্বয়

২২. রাষ্ট্রপতি সংসদ আহবান করলেও সংবিধান লঙ্ঘন ও গুরুতর অপরাধের কারণে সংসদ রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। এক্ষেত্রে নিচের কোনটি পরিলক্ষিত হয়?
[ক] আইন বিভাগের উপর শাসন বিভাগের ক্ষমতা
✅ শাসন বিভাগের উপর আইন বিভাগের ক্ষমতা
[গ] আইন বিভাগের উপর বিচার বিভাগের ক্ষমতা
[ঘ] আইন বিভাগের উপর বিচার বিভাগের ক্ষমতা

২৩. গ্রাম এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য চৌকিদার পঞ্চায়েত আইন প্রবর্তিত হয় কত সালে?
✅ ১৮৭০ সালে
[খ] ১৮৮৫ সালে
[গ] ১৮৯০ সালে
[ঘ] ১৯১৯ সালে

২৪. সরকারের কয়টি বিভাগ রয়েছে?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

২৫. প্রয়োজনে রাষ্ট্রের জরুরি অবস্থা ঘোষণা করেন কে?
[ক] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] প্রধান বিচারপতি
[ঘ] সামরিক বাহিনীর প্রধান

২৬. জাতীয় সংসদের নেতা কে?
[ক] স্পিকার
✅ প্রধানমন্ত্রী
[গ] বিরোধীদলের প্রধান
[ঘ] চিফ হুইপ

২৭. কার পরামর্শ ও নির্দেশক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন করেন?
[ক] রাষ্ট্রপতি
[খ] স্পিকার
✅ প্রধানমন্ত্রী
[ঘ] রাজনৈতিক দল

২৮. প্রধানমন্ত্রীকে নির্বাহী প্রধান বলার কারণ তিনি-
[ক] বাজেট প্রণয়ন ও উপস্থাপন করেন
[খ] আইন প্রণয়ন ও পরিবর্তন করেন
[গ] প্রতিরক্ষা সংক্রান্ত নেতৃত্ব প্রদান করেন
✅ পুরো শাসন ব্যবস্থার নেতৃত্ব প্রদান করেন

২৯. বাংলাদেশের বিচার বিভাগ-
[ক] পরাধীন
✅ স্বতন্ত্র ও স্বাধীন
[গ] জাতীয় সংসদের নির্দেশে চলে
[ঘ] মন্ত্রিপরিষদের নির্দেশে চলে

৩০. সংসদের নেতা কে?
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] স্পিকার
[ঘ] বিরোধীদলীয় নেতা

৩১. কত সালে ইউনিয়ন বোর্ড নামে একটিমাত্র স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা হয়?
[ক] ১৯১৭
[খ] ১৯১৮
✅ ১৯১৯
[ঘ] ১৯২০

৩২. বাংলাদেশের আইনসভার নাম কী?
[ক] পার্লামেন্ট
✅ জাতীয় সংসদ
[গ] কংগ্রেস
[ঘ] মজলিশ

৩৩. জাতীয় সংসদের মেয়াদ কত?
[ক] ৩ বৎসর
[খ] ৪ বৎসর
✅ ৫ বৎসর
[ঘ] ৬ বৎসর

৩৪. বাংলাদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠানের নাম কী?
✅ ইউনিয়ন
[খ] উপজেলা
[গ] জেলা
[ঘ] বিভাগ

৩৫. সামগ্রিকভাবে সরকারের কয়টি বিভাগ রয়েছে?
[ক] দুইটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৩৬. শাসন বিভাগের অপর নাম কী?
[ক] প্রশাসনিক বিভাগ
✅ নির্বাহী বিভাগ
[গ] প্রধান বিভাগ
[ঘ] আন্তঃপ্রধান বিভাগ

৩৭. বাংলাদেশের আইনসভার নাম কী?
✅ জাতীয় সংসদ খ পার্লামেন্ট
[গ] কংগ্রেস
[ঘ] মজলিস

৩৮. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
[ক] পার্লামেন্ট
[খ] মজলিশ
✅ কংগ্রেস
[ঘ] জাতীয় সংসদ

৩৯. অধিকাংশ মুসলিম রাষ্ট্রের আইনসভা কী নামে পরিচিত?
[ক] পার্লামেন্ট
✅ মজলিস
[গ] কংগ্রেস
[ঘ] জাতীয় সংসদ

৪০. নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা কোন বিভাগের কাজ?
[ক] আইন বিভাগ
[খ] শাসন বিভাগ
✅ বিচার বিভাগ
[ঘ] প্রতিরক্ষা বিভাগ

৪১. সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান কে?
[ক] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] প্রধান বিচারপতি
[ঘ] স্পিকার

৪২. আমাদের দেশে সংসদীয় ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান কে?
✅ রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] স্পিকার
[ঘ] অর্থমন্ত্রী

৪৩. সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানকে কে নিয়োগ দান করেন? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] জাতীয় সংসদ
[ঘ] ন্যায়পাল

৪৪. সংসদ আহবান করেন কে?
✅ রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] স্পিকার
[ঘ] বিচারপতি

৪৫. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন?
[ক] প্রধানমন্ত্রী
[খ] আইনমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[ঘ] স্পিকার

৪৬. যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রয়েছে কার?
[ক] স্বরাষ্ট্রমন্ত্রী
[খ] প্রধানমন্ত্রীর
[গ] স্পিকারের
✅ রাষ্ট্রপতির

৪৭. বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
✅ প্রধানমন্ত্রী
[খ] রাষ্ট্রপতি
[গ] জেলা প্রশাসক
[ঘ] সচিব

৪৮. কার অনুমোদন ও কর্তৃত্ব ব্যতীত কোনো প্রকার ব্যয় করা যায় না?
✅ প্রধানমন্ত্রী
[খ] স্পিকার
[গ] অর্থমন্ত্রী
[ঘ] রাষ্ট্রপতি

৪৯. কততম সংবিধানের সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়েছে?
[ক] চতুর্থ সংশোধনী
[খ] অষ্টম সংশোধনী
[গ] দশম সংশোধনী
✅ দ্বাদশ সংশোধনী

৫০. জনাব ‘H’ বাংলাদেশের রাষ্ট্রপতি। সংসদ প্রণীত আইনে তিনি কত দিনের মধ্যে সম্মতি দান করবেন?
[ক] ৭
[খ] ১৪
✅ ১৫
[ঘ] ৯০

৫১. সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি কত দিনের মধ্যে সম্মতি দান করেন?
[ক] ১০
[খ] ১২
✅ ১৫
[ঘ] ২০

৫২. রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে কে?
[ক] প্রধানমন্ত্রী
[খ] মন্ত্রিপরিষদ
✅ জাতীয় সংসদ
[ঘ] প্রধান বিচারপতি

৫৩. নিচের কোনটি জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজ?
[ক] প্রধান বিচারপতি
[খ] নির্বাচন কমিশনার
✅ ন্যায়পাল
[ঘ] মহাহিসাবরক্ষক

৫৪. জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব কার ওপর ন্যস্ত?
[ক] সংবিধানের
✅ আদালতের
[গ] সংসদের
[ঘ] পুলিশের

৫৫. ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে কোন বিভাগ?
[ক] নির্বাহী বিভাগ
✅ বিচার বিভাগ
[গ] শাসন বিভাগ
[ঘ] আইন বিভাগ

৫৬. অধিদপ্তরের প্রধান কে?
[ক] মন্ত্রী
[খ] সচিব
✅ মহাপরিচালক
[ঘ] উপসচিব

৫৭. কোনটি শাসনব্যবস্থার স্নায়ুকেন্দ্র স্বরূপ?
[ক] মন্ত্রণালয়
✅ সচিবালয়
[গ] জেলা
[ঘ] বিভাগ

৫৮. মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
[ক] মন্ত্রী
✅ সচিব
[গ] বিচারপতি
[ঘ] প্রধানমন্ত্রী

৫৯. প্রশাসনিক কাঠামোর পদসোপান অনুযায়ী সর্বনিম্œ স্তরের প্রশাসনিক কর্মকর্তা কে?
[ক] বিভাগীয় কমিশনার
✅ সহকারী সচিব
[গ] জেলা প্রশাসক
[ঘ] অতিরিক্ত সচিব

৬০. বিভাগীয় কমিশনার কার সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা?
✅ যুগ্ম সচিবের
[খ] অতিরিক্ত সচিবের
[গ] উপসচিবের
[ঘ] সহকারী সচিবের

৬১. জেলা প্রশাসক তার কাজের জন্য কার কাছে দায়ী?
[ক] সংসদের
✅ বিভাগীয় কমিশনারের
[গ] সচিবের
[ঘ] সরকারের

৬২. জেলা প্রকাশনা সংবাদপত্র বিভাগের প্রধান নিয়ন্ত্রক কে?
[ক] জেলা পুলিশ সুপার
✅ জেলা প্রশাসক
[গ] জেলার প্রধান সংবাদদাতা
[ঘ] বিভাগীয় কমিশনারের

৬৩. কোনটি এদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান?
[ক] উপজেলা পরিষদ
[খ] জেলা পরিষদ
[গ] পৌরসভা
✅ ইউনিয়ন পরিষদ

৬৪. চৌকিদার পঞ্চায়েত আইন কত সালে প্রবর্তিত হয়?
[ক] ১৮৫০
[খ] ১৮৬০
✅ ১৮৭০
[ঘ] ১৮৯০

৬৫. বঙ্গীয় স্থানীয় আইন কত সালে পাস হয়?
[ক] ১৮৭০
✅ ১৮৮৫
[গ] ১৯১৯
[ঘ] ১৯৭৬

৬৬. কোন সালে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থা চালু হয়?
[ক] ১৯৭৫
✅ ১৯৭৬
[গ] ১৯৭৮
[ঘ] ১৯৮০

৬৭. স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী কয়স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু করা হয়?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৬৮. একটি ওয়ার্ডে কয়জন সাধারণ সদস্য জনগণের ভোটে নির্বাচিত হন?
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

৬৯. বাংলাদেশ সরকার কত সালে জেলা পরিষদ আইন প্রবর্তন করে?
✅ ২০০০
[খ] ২০০১
[গ] ২০০২
[ঘ] ২০০৩

৭০. নিচের কোনটি জেলা পরিষদের আবশ্যিক কাজ?
✅ জনপথ উন্নয়ন
[খ] বাঁধ নির্মাণ
[গ] কৃষি খামার স্থাপন
[ঘ] আশ্রয় কেন্দ্র নির্মাণ

৭১. বর্তমানে বাংলাদেশে মোট কতটি পৌরসভা আছে?
[ক] ৩১৪
✅ ৩১৬
[গ] ৩৮৫
[ঘ] ৪৮৫

৭২. পৌরসভার সদস্যগণ কী নামে পরিচিত?
[ক] মেয়র
[খ] মেম্বার
✅ কমিশনার
[ঘ] চেয়ারম্যান

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৩. স্থানীয় সরকারের প্রয়োজন হয়-
i. নেতৃত্বের বিকাশে
ii. স্থানীয় উন্নয়ন ত্বরান্বিতকরণে
iii. গণতন্ত্র নিশ্চিতকরণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৪. নিচের কোন বিষয়গুলো ইউনিয়ন পরিষদের সংগে সম্পৃক্ত?
i. ওয়ার্ডের সংখ্যা ৯টি
ii. দফাদার নিয়োগ করা
iii. সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. জাতীয় সংসদ পারে-
i. আইন সংশোধন
ii. আইন পরিবর্তন
iii. আইন উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iiiৎ

৭৬. জরুরি অবস্থা চলাকালে স্থগিত থাকে সংবিধানের-
i. কিছু বিধান
ii. মৌলিক অধিকারসমূহ
iii. সকল বিধিবিধান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. আদালত মানুষের আশ্রয়স্থল-
i. ন্যায়বিচার লাভের জন্য
ii. অধিকার প্রতিষ্ঠার জন্য
iii. আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রহিম উল্লাহ শহর এলাকার একটি স্থানীয় সরকারের প্রধান। তিনি সর্বদা কমিশনারদের সাথে পরামর্শের ভিত্তিতে তাঁর এলাকার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করেন।

৭৮. জনাব রহিম উল্লাহ কোন স্থানীয় সরকারের প্রধান?
[ক] ইউনিয়ন পরিষদ
✅ পৌরসভা
[গ] উপজেলা পরিষদ
[ঘ] জেলা পরিষদ

৭৯. উক্ত স্থানীয় সরকারের কাজের বিশেষত্ব হলো-
i. বসবাসের অযোগ্য বাড়ি ঘর ভেঙে ফেলার নির্দেশ প্রদান
ii. অশিক্ষিত বয়স্ক নারী-পুরুষের জন্য শিক্ষার ব্যবস্থা করা
iii. ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়ানি মামলা পরিচালনা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮০ ও ৮১ নং প্রশ্নের উত্তর দাও :
গত বছরের বন্যায় কক্সবাজার জেলার লোকজনের প্রচুর ক্ষতি হয়। নদী ভাঙন ও জলাবদ্ধতার কারণে অনেক মানুষ গৃহহীন ও বেকার হয়ে পড়েন। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের মধ্যে নানারকম ত্রাণসামগ্রী বিতরণ করেন।

৮০. অনুচ্ছেদে উল্লিখিত কাজটি জেলা প্রশাসকের কোন ধরনের কাজ?
[ক] শান্তিরক্ষামূলক
[খ] সমন্বয় সংক্রান্ত
✅ মানবতামূলক
[ঘ] প্রশাসন সংক্রান্ত

৮১. অনুচ্ছেদে উল্লিখিত মানুষের এ ধরনের কষ্ট থেকে পরিত্রাণের জন্য সরকারের উচিত-
i. বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা
ii. নিরাপদ আশ্রয়কেন্দ্র স্থাপন করা
iii. ফারাক্কা সমস্যার সমাধান করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও :
সীমা একটি যৌথ পরিবারে বাস করে। পরিবারে তাঁর দাদা-দাদি, মা-বাবা, চাচা-চাচি, ভাই-বোন বসবাস করে। সীমার বাবাই পরিবারে সব কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন। সীমার দাদা শুধু তাতে সম্মতি প্রকাশ করেন মাত্র।

৮২. অনুচ্ছেদের আলোকে সীমার বাবার কাজের সাথে মিল রয়েছে কার?
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] প্রধান বিচারপতির
[ঘ] প্রধান নির্বাচন কমিশনারের

৮৩. অনুচ্ছেদের সীমার দাদার ভূমিকা হলো-
i. নিয়মতান্ত্রিক প্রধান
ii. সরকার প্রধান
iii. রাষ্ট্রপ্রধান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৪ ও ৮৫ নং প্রশ্নের উত্তর দাও :
জমির মিয়া মানুষ হত্যার দায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি।

৮৪. জমির মিয়াকে রক্ষা করার ক্ষমতা একমাত্র কার আছে?
[ক] আইনমন্ত্রীর
[খ] প্রধানমন্ত্রীর
✅ রাষ্ট্রপতির
[ঘ] বিচারপতির

৮৫. উক্ত ব্যক্তি আর যে ক্ষমতা রাখেন-
i. অধ্যাদেশ জারি
ii. অর্থসংক্রান্ত
iii. আইনবিষয়ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮৬. কার মাধ্যমে রাষ্ট্র তার কাজ করে? (জ্ঞান)
✅ সরকারের
[খ] আইন পরিষদের
[গ] মন্ত্রি পরিষদের
[ঘ] জনগণের

৮৭. প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় কয়টি মৌলিক বিভাগ বিদ্যমান? (জ্ঞান)
[ক] দুইটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৮৮. সরকারের গুরুত্বপূর্ণ কাজ কয়টি? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৮৯. প্রশাসন পরিচলনা কত ধরনের? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯০. সাধারণভাবে সরকার বলতে আমরা বুঝি- (অনুধাবন)
i. আইন পরিষদ
ii. রাজনৈতিক দল
iii. মন্ত্রিপরিষদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯১. সরকারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে- (অনুধাবন)
i. প্রশাসন পরিচালনা
ii. আইন প্রণয়ন
iii. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 পরিচ্ছেদ-৭. ১ : বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ
◈ সরকার ব্যবস্থা- রাষ্ট্রের যন্ত্রস্বরূপ।
◈ সরকার বলতে বোঝায়- আইন পরিষদ, রাজনৈতিক দল, মন্ত্রিপরিষদ, শাসনকর্তা, আদালত ও পুলিশ।
◈ প্রশাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করে- সরকার।
◈ সামগ্রিকভাবে সরকারের বিভাগ রয়েছে- তিনটি।
◈ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম- কংগ্রেস।
◈ বাংলাদেশের আইনসভার নাম- জাতীয় সংসদ।
◈ বাংলাদেশের আইনসভা- এক কক্ষবিশিষ্ট।
◈ ব্রিটেনের আইনসভার নাম- পার্লামেন্ট।
◈ ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেনের আইনসভা- দ্বি-কক্ষ বিশিষ্ট্য।
◈ নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার বহুলাংশে নির্ভর করে- স্বাধীন বিচারব্যবস্থার উপর।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯২. শাসন বিভাগের যথার্থ কাজ কী? (উচ্চতর দক্ষতা)
✅ দেশের প্রশাসনিক কাজ পরিচালনা
[খ] দেশের জন্য আইন প্রণয়ন করা
[গ] দেশের রাজনৈতিক কাজ পরিচালনা
[ঘ] দেশের অর্থনৈতিক কাজ পরিচালনা

৯৩. রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ বাস্তবায়ন করে কোন বিভাগ? (জ্ঞান)
✅ শাসন বিভাগ
[খ] আইন বিভাগ
[গ] বিচার বিভাগ
[ঘ] প্রতিরক্ষা বিভাগ

৯৪. রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে যে বিভাগ তাকে কী বলে? (জ্ঞান)
✅ শাসন বিভাগ
[খ] আইন বিভাগ
[গ] বিচার বিভাগ
[ঘ] প্রতিরক্ষা বিভাগ

৯৫. সাদেক বাংলাদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করে। সাদেক বাংলাদেশের কোন বিভাগের সদস্য? (প্রয়োগ)
✅ শাসন বিভাগ
[খ] আইন বিভাগ
[গ] বিচার বিভাগ
[ঘ] গণপূর্ত বিভাগ

৯৬. নিচের কোনটি আইন বিভাগের কাজ? (জ্ঞান)
[ক] ন্যায়বিচার প্রতিষ্ঠা
✅ আইন প্রণয়ন
[গ] আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান
[ঘ] প্রশাসনিক কাজ পরিচালনা

৯৭. আইনসভার প্রণীত আইন কার সম্মতি লাভের পর কার্যকর হয়? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] স্পিকার
[ঘ] অর্থমন্ত্রী

৯৮. পার্লামেন্ট কোন দেশের আইনসভার নাম? (জ্ঞান)
[ক] বাংলাদেশ
[খ] ভারত
[গ] যুক্তরাষ্ট্র
✅ ব্রিটেন

৯৯. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় কোন ধরনের পরিষদ থাকে? (জ্ঞান)
[ক] উচ্চ ও মধ্য
✅ উচ্চ ও নিম্ন
[গ] নিম্ন ও মধ্য
[ঘ] বড় ও ছোট

১০০. কোন দেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট? (অনুধাবন)
[ক] ভারত
[খ] যুক্তরাষ্ট্র
[গ] ইংল্যান্ড
✅ বাংলাদেশ

১০১. কোন রাষ্ট্রটির আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট? (জ্ঞান)
[ক] বাংলাদেশ
✅ ব্রিটেন
[গ] নেপাল
[ঘ] ভুটান

১০২. রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে কোনটি পরিলক্ষিত হয়? (অনুধাবন)
[ক] আইন প্রণয়ন করা
[খ] দেশের অভ্যন্তরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা
✅ সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
[ঘ] সমাজের মানুষকে আর্থিক সাহায্য দেওয়া

১০৩. সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] শাসন বিভাগ
✅ বিচার বিভাগ
[গ] আইন বিভাগ
[ঘ] নির্বাহী বিভাগ

১০৪. ‘H’ বিভাগ নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ‘H’ বিভাগ এর সাথে নিচের কোনটির মিল আছে? (প্রয়োগ)
[ক] শাসন বিভাগ
✅ বিচার বিভাগ
[গ] আইন বিভাগ
[ঘ] নির্বাহী বিভাগ

১০৫. বিচার বিভাগ কীভাবে গঠিত হয়? (অনুধাবন)
[ক] কূটনৈতিক ও দাপ্তরিক কর্মকর্তাদের নিয়ে
[খ] নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে
✅ রাষ্ট্রের সকল আদালত ও বিচারক নিয়ে
[ঘ] সংসদ সদস্যদের নিয়ে

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৬. বিস্তৃত অর্থে শাসন বিভাগের আওতাভুক্ত- (অনুধাবন)
i. মন্ত্রিসভা
ii. দাপ্তরিক কর্মকর্তা
iii. গ্রাম্য চৌকিদার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৭. আইন বিভাগের একটি অংশ হলো- (অনুধাবন)
i. আইনসভা
ii. পার্লামেন্ট
iii. কংগ্রেস

নিচের কোনটি সঠিক?)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৮. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার থাকে- (অনুধাবন)
i. উচ্চ পরিষদ
ii. মধ্য পরিষদ
iii. নিম্ন পরিষদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৯. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা আছে- (অনুধাবন)
i. ভারতে
ii. যুক্তরাষ্ট্রে
iii. ব্রিটেনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১০. শাসন বিভাগ যেসব কাজ করে সেগুলো হলো- (অনুধাবন)
i. আইনশৃঙ্খলা রক্ষা
ii. আইন প্রণয়ন
iii. রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১১. বহুলাংশে স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থার ওপর নির্ভরশীল- (অনুধাবন)
i. ন্যায়বিচার প্রতিষ্ঠা
ii. নাগরিকের ব্যক্তি স্বাধীনতা রক্ষা
iii. আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১২. বিচার বিভাগ গঠিত হয় রাষ্ট্রের সকল- (অনুধাবন)
i. আদালত নিয়ে
ii. সরকারি প্রতিষ্ঠান নিয়ে
iii. বিচারক নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৩ ও ১১৪ নং প্রশ্নের উত্তর দাও :
মি. ‘H’ বাংলাদেশের শিক্ষামন্ত্রী। সরকারের শিক্ষানীতি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন।

১১৩. মি. ‘H’ কার দ্বারা মনোনীত হয়েছেন? (প্রয়োগ)
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] জাতীয় সংসদ
[ঘ] জনগণ

১১৪. মি. ‘H’ তার মন্ত্রণালয় পরিচালনায় কার নিকট হতে পরামর্শ গ্রহণ করেন? (উচ্চতর দক্ষতা
[ক] প্রধানমন্ত্রী
[খ] সংসদীয় কমিটি
✅ সচিব
[ঘ] বিভাগীয় কমিশনার

💘 নির্বাহী বিভাগের ক্ষমতা
◈ পদমর্যাদায় সবার ওপরে- রাষ্ট্রপতি।
◈ সংসদীয় ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান- রাষ্ট্রপতি।
◈ সংসদ আহবান করেন- রাষ্ট্রপতি।
◈ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন- রাষ্ট্রপতি।
◈ মন্ত্রিসভার মূলস্তম্ভ- প্রধানমন্ত্রী।
◈ বাংলাদেশের শাসনক্ষমতা পরিচালিত হয়- প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে।
◈ মন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বণ্টন করেন- প্রধানমন্ত্রী।
◈ জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন- প্রধানমন্ত্রী।
◈ প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন- অর্থমন্ত্রী।
◈ আইন প্রণয়ন, অর্থব্যবস্থার উপর তদারকি, রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে শীর্যস্থানীয় ভূমিকা পালন করেন- প্রধানমন্ত্রী।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৫. সংসদীয় সরকার ব্যবস্থায় পদমর্যাদায় কে সবার উপরে? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] অর্থমন্ত্রী
[ঘ] প্রধান বিচারপতি

১১৬. সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান কে? (অনুধাবন)
[ক] প্রধান মন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] স্পিকার
[ঘ] প্রধান বিচারপতি

১১৭. প্রজাতন্ত্রের সকল কাজ রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। এর কারণ নিচের কোনটিকে সমর্থন করে? (উচ্চতর দক্ষতা)
[ক] রাষ্ট্রপতি সরকার প্রধান
✅ রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান
[গ] রাষ্ট্রপতি নির্বাহী প্রধান
[ঘ] রাষ্ট্রপতি প্রকৃত শাসক

১১৮. প্রজাতন্ত্রের সকল কাজ কার নামে পরিচালিত হয়? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রী
[খ] প্রধান বিচারপতি
✅ রাষ্ট্রপতি
[ঘ] স্পিকার

১১৯. সংসদ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন কে? (জ্ঞান)
✅ রাষ্ট্রপতি
[খ] স্পিকার
[গ] প্রধান বিচারপতি
[ঘ] উচ্চ পদস্থকর্মকর্তা

১২০. রাষ্ট্রপতি কার পরামর্শক্রমে মন্ত্রীদের নিয়োগ দিয়ে থাকেন? (জ্ঞান)
[ক] প্রধান বিচারপতি
[খ] এটর্নি জেনারেল
[গ] স্পিকার
✅ প্রধানমন্ত্রী

১২১. রাষ্ট্রপতি নিচের কোন কাজটি করেন? (জ্ঞান)
[ক] মন্ত্রীদের নিয়োগ করেন
[খ] আইন প্রণয়ন করেন
✅ প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেন
[ঘ] জাতীয় নেতৃত্ব দান করেন

১২২. রাষ্ট্রপতি কখন সংসদে ভাষণদান করেন? (জ্ঞান)
[ক] সকল অধিবেশনে
✅ নতুন বছরের অধিবেশনের সূচনায়
[গ] বছরের শেষ অধিবেশনে
[ঘ] বছরের মধ্যবর্তী অধিবেশনে

১২৩. সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে কে সংসদ ভেঙে দিতে পারেন? (জ্ঞান)
[ক] সংসদের হুইপ
[খ] স্পিকার
[গ] প্রধান বিচারপতি
✅ রাষ্ট্রপতি

১২৪. মি. ‘H’ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। সংসদ ভেঙে যাওয়ায় তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যাদেশ জারি করেন। মি. ‘H’ উক্ত দেশের কোন পদে আছেন? (প্রয়োগ)
[ক] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] প্রধান বিচারপতি
[ঘ] সংসদ সদস্য

১২৫. সুপ্রিমকোর্টের আপিল বিভাগ পর্যন্ত বিকাশ মাস্তানের ফাঁসির আদেশ কার্যকর থাকে। সে বাঁচার জন্য কার কাছে আবেদন করবে? (প্রয়োগ)
[ক] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] স্বরাষ্ট্রমন্ত্রী
[ঘ] প্রধান বিচারপতি

১২৬. শামীম মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি। সে তার দণ্ড মওকুফ করার জন্য দেশটির শীর্ষস্থানীয় এক ব্যক্তির কাছে আবেদন করে। শামীম কার নিকট আবেদন করে? (প্রয়োগ)
✅ রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] অর্থমন্ত্রী
[ঘ] পররাষ্ট্রমন্ত্রী

১২৭. সংসদীয় ব্যবস্থায় সরকারি ব্যয় সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপন করতে হলে তাতে কার সুপারিশ লাগে? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রীর
[খ] অর্থমন্ত্রীর
[গ] আইনমন্ত্রীর
✅ রাষ্ট্রপতির

১২৮. সংসদীয় ব্যবস্থায় দেশের প্রয়োজনে সংযুক্ত তহবিল থেকে ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে পারেন কে? (জ্ঞান)
[ক] অর্থমন্ত্রী
[খ] প্রধানমন্ত্রী
[গ] প্রধান বিচারপতি
✅ রাষ্ট্রপতি

১২৯. বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়কতা কার ওপর ন্যস্ত? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] স্বরাষ্ট্রমন্ত্রী
[ঘ] সেনাবাহিনী প্রধান

১৩০. কোন কাজের জন্য রাষ্ট্রপতি যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেন? (জ্ঞান)
[ক] অধ্যাদেশ জারি
✅ বহিঃআক্রমণ মোকাবিলা
[গ] শান্তি প্রতিষ্ঠা
[ঘ] প্রধানমন্ত্রী নিয়োগ

১৩১. জরুরি অবস্থা জারি করেন কে? (অনুধাবন)
[ক] প্রধানমন্ত্রী
[খ] প্রধান নির্বাচন কমিশনার
✅ রাষ্ট্রপতি
[ঘ] আইনমন্ত্রী

১৩২. সংসদীয় ব্যবস্থায় সংসদের নেতা কে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] স্পিকার
[ঘ] বিরোধী দলীয় নেতা

১৩৩. বাংলাদেশে মন্ত্রিসভার প্রধান কে? (জ্ঞান)
[ক] আইনমন্ত্রী
[খ] রাষ্ট্রপতি
[গ] স্পিকার
✅ প্রধানমন্ত্রী

১৩৪. সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা গঠন করেন কে? (জ্ঞান)
[ক] প্রধান বিচারপতি
[খ] স্পিকার
✅ প্রধানমন্ত্রী
[ঘ] রাষ্ট্রপতি

১৩৫. সংসদীয় ব্যবস্থায় যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন কে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] স্পিকার
[ঘ] সংসদের হুইপ

১৩৬. সংসদীয় ব্যবস্থায় কাকে কেন্দ্র করে শাসনব্যবস্থা পরিচালিত হয়? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
[খ] অর্থমন্ত্রী
✅ প্রধানমন্ত্রী
[ঘ] প্রধান বিচারপতি

১৩৭. বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে শাসন সংক্রান্ত সকল কাজের জন্য কার কাছে দায়ী থাকতে হয়? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
✅ জাতীয় সংসদ
[গ] স্পিকার
[ঘ] সেনাবাহিনী প্রধান

১৩৮. মন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বণ্টন করেন কে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
[খ] প্রধান বিচারপতি
[গ] সচিবগণ
✅ প্রধানমন্ত্রী

১৩৯. সংসদীয় সরকারব্যবস্থায় জাতীয় সংসদের নেতা কে? (জ্ঞান)
✅ প্রধানমন্ত্রী
[খ] রাষ্ট্রপতি
[গ] স্পিকার
[ঘ] প্রতিরক্ষামন্ত্রী

১৪০. বাজেট সংসদে উপস্থাপন করেন কে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
✅ অর্থমন্ত্রী
[ঘ] শিল্পমন্ত্রী

১৪১. প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন। উক্তিটি দ্বারা কী প্রকাশ পায়? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রধানমন্ত্রীর আদেশ কার্যকর হয়
✅ বাজেটে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক নীতির প্রতিফলন ঘটে
[গ] প্রধানমন্ত্রীর রাষ্ট্রের অর্থনৈতিক ব্যাপারে অনাগ্রহী
[ঘ] প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী উভয়ে এক ও অভিন্ন

১৪২. সংসদীয় ব্যবস্থায় কে রাষ্ট্রীয় কাজের সমন্বয় করে থাকেন? (জ্ঞান)
✅ প্রধানমন্ত্রী
[খ] রাষ্ট্রপতিগস্বরাষ্ট্রমন্ত্রী
[ঘ] সচিব

১৪৩. সংসদীয় সরকারব্যবস্থায় কে জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
[খ] স্বরাষ্ট্রমন্ত্রী
[গ] অর্থমন্ত্রী
✅ প্রধানমন্ত্রী

১৪৪. মি. ‘H’ একটি গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলের নেতা। তিনি সরকারি দলের নেতা এবং আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন। তিনি উক্ত দেশে কোন দায়িত্বে আছেন? (প্রয়োগ)
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] সংসদ সদস্য
[ঘ] স্পিকার

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৫. রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যেকোনো দণ্ড- (অনুধাবন)
i. মওকুফ করার
ii. স্থগিত করার
iii. হ্রাস করার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৬. রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন- (অনুধাবন)
i. বহিঃশত্রু আক্রমণ করলে
ii. গোলযোগের কারণে
iii. নিরাপত্তা বিঘিœত হলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৭. রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করেন- (অনুধাবন)
i. সংসদের প্রতিটি অধিবেশনের সূচনায়
ii. প্রতিটি নতুন সংসদের প্রথম অধিবেশনের সূচনায়
iii. নতুন বছরের অধিবেশনের সূচনায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৮. রাষ্ট্রপতি নিয়োগদান করেন- (অনুধাবন)
i. সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের
ii. এটর্নি জেনারেলকে
iii. প্রধান নির্বাচন কমিশনারকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৯. প্রধানমন্ত্রীর পরামর্শ ও মতামত অনুযায়ী পরিচালিত হয়- (অনুধাবন)
i. বিচারবিষয়ক কাজ
ii. অর্থবিষয়ক কাজ
iii. পররাষ্ট্রবিষয়ক কাজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫০. প্রধানমন্ত্রী সংসদে নেতৃত্বদান করেন বিরোধী দলের- (অনুধাবন)
i. আস্থা অর্জনে
ii. বিরোধিতা করতে
iii. সহযোগিতা পেতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫১. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসনক্ষমতা পরিচালিত হয়। এ কথাটির তাৎপর্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. প্রধানমন্ত্রী শাসন ক্ষমতার অধিকারী
ii. প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূলস্তম্ভ
iii. প্রধানমন্ত্রীর পদমর্যাদা রাষ্ট্রপতির উপরে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫২. প্রধানমন্ত্রী সংসদ ও সংসদের বাইরে ভূমিকা রাখেন দলের- (অনুধাবন)
i. নীতি নির্ধারণে
ii. আঞ্চলিক পর্যায়ে দল গঠনে
iii. কর্মসূচি বাস্তবায়নে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৩. সংসদীয় সরকারব্যবস্থায় সরকারের পতন ঘটে- (অনুধাবন)
i. প্রধানমন্ত্রী পদত্যাগ করলে
ii. সংসদের আস্থা হারালে
iii. রাষ্ট্রপতি পদত্যাগ করলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৪ ও ১৫৫ নং প্রশ্নের উত্তর দাও :
সংসদীয় সরকার পদ্ধতি শাসিত একটি গণতান্ত্রিক দেশে বসবাস করে মাইকেল ক্লার্ক। দেশটির বাজেট প্রণয়নের পর তিনি বিভিন্ন পত্রিকায় বাজেটের বিভিন্ন খাতের ওপর মন্তব্য প্রদান করে থাকেন।

১৫৪. মাইকেল ক্লার্কের দেশে কার পরামর্শ ও নিদের্শক্রমে অর্থমন্ত্রী বাজেট পেশ করতে পারেন? (প্রয়োগ)
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] প্রধান বিচারপতি
[ঘ] স্বরাষ্ট্রমন্ত্রী

১৫৫. মাইকেল ক্লার্কের দেশ সম্পর্কে সঠিক তথ্য হলো-
i. রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান
ii. প্রধানমন্ত্রী সরকার প্রধান
iii. রাষ্ট্রপতি মন্ত্রিসভার মূলস্তম্ভ

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 আইন বিভাগ : জাতীয় সংসদের ক্ষমতা ও কার্য্যাবলি
◈ আইন বিভাগের প্রধান কাজ হলো- আইন প্রণয়ন, পরিবর্তনও সংশোধন।
◈ আইন বিভাগের একটি অংশ- আইনসভা।
◈ সংসদ প্রণীত আইন কার্যকর হয়- রাষ্ট্রপতির সম্মতির পর।
◈ জাতীয় সংসদ মোট ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত- সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে।
◈ বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ জন সদস্য নির্বাচিত হন- জনগণের প্রত্যক্ষ ভোটে।
◈ সংসদীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়- দ্বাদশ সংশোধনীর মাধ্যমে।
◈ বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে- ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী।
◈ সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য- সরকার।
◈ সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি সম্মতি দান করবেন- ১৫ দিনের মধ্যে।
◈ সংসদ সংবিধান অনুযায়ী অভিশংসন করতে পারে- রাষ্ট্রপতিকে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫৬. আইনসভা প্রণীত আইন কার সম্মতি লাভের পর কার্যকর করা হয়? (অনুধাবন)
[ক] স্পিকারের
✅ রাষ্ট্রপতির
[গ] প্রধানমন্ত্রীর
[ঘ] প্রধান নির্বাচন কমিশনারের

১৫৭. সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে জাতীয় সংসদ মোট কতজন সদস্য নিয়ে গঠিত? (জ্ঞান)
[ক] ৩৩০
✅ ৩৫০
[গ] ৩৭০
[ঘ] ৩৮০

১৫৮. জাতীয় সংসদে কতজন সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন? (জ্ঞান)
[ক] ২০০
✅ ৩০০
[গ] ৩৫০
[ঘ] ৩৬০

১৫৯. সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা কাদের ভোটে নির্বাচিত হন? (জ্ঞান)
[ক] জনগণের
[খ] মন্ত্রীদের
✅ সংসদ সদস্যদের
[ঘ] সংসদের মহিলা সদস্যদের

১৬০. সংসদের মেয়াদ কত বছর? (জ্ঞান)
[ক] ৪
✅ ৫
[গ] ৬
[ঘ] ৭

১৬১. কত সালে বাংলাদেশের সংবিধানে দ্বাদশ সংশোধনী আনা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭৩
[খ] ১৯৮১
[গ] ১৯৮৭
✅ ১৯৯১

১৬২. সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে? (জ্ঞান)
[ক] ৩৯
[খ] ৫৩
[গ] ৫৯
✅ ৬৫

১৬৩. সরকার গঠনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? (জ্ঞান)
✅ জাতীয় সংসদ
[খ] শাসন বিভাগ
[গ] নির্বাহী বিভাগ
[ঘ] বিচার বিভাগ

১৬৪. রাষ্ট্রের অর্থ কার অনুমতি ব্যতীত ব্যয় করা যায় না? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতির
[খ] প্রধানমন্ত্রীর
[গ] অর্থমন্ত্রীর
✅ জাতীয় সংসদের

১৬৫. কোনো কর আরোপ বা কর সংগ্রহ করতে কার অনুমতি নিতে হয়? (জ্ঞান)
✅ জাতীয় সংসদের
[খ] রাষ্ট্রপতির
[গ] অর্থমন্ত্রীর
[ঘ] স্পিকারের

১৬৬. হাবিল সাহেব একজন সংসদ সদস্য। তিনি নিচের কোন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন? (প্রয়োগ)
✅ স্পিকারকে
[খ] প্রধান বিচারপতিকে
[গ] স্বরাষ্ট্রমন্ত্রীকে
[ঘ] পররাষ্ট্রমন্ত্রীকে

১৬৭. সংবিধানের আমানতদার হিসেবে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? (জ্ঞান)
✅ জাতীয় সংসদ
[খ] শাসন বিভাগ
[গ] বিচার বিভাগ
[ঘ] মন্ত্রিপরিষদ

১৬৮. বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র বিরোধ দেখা দেয়। এ নিয়ে স্থল সীমান্তে দু দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় বাংলাদেশকে যুদ্ধ ঘোষণা করতে হলে কার সম্মতি প্রয়োজন হবে? (প্রয়োগ)
[ক] পররাষ্ট্রমন্ত্রীর
[খ] সেনাপ্রধানের
✅ জাতীয় সংসদের
[ঘ] স্পিকারের

১৬৯. যুদ্ধ ঘোষণা ও আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষমতা কার আছে?
(অনুধাবন)
[ক] প্রধানমন্ত্রীর
[খ] রাষ্ট্রপতির
✅ জাতীয় সংসদের
[ঘ] মন্ত্রিসভার

১৭০. গণতান্ত্রিক রাষ্ট্রে কোনটি শাসন বিভাগকে নিয়ন্ত্রণে রাখে? (জ্ঞান)
[ক] নির্বাহী বিভাগ
✅ আইন বিভাগ
[গ] বিচার বিভাগ
[ঘ] মন্ত্রিপরিষদ

১৭১. জামিল সাহেব জাতীয় সংসদের একজন সদস্য। তিনি নিচের কোন কাজটিতে অংশ নিতে পারছেন? (প্রয়োগ)
[ক] ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
[খ] জরুরি অবস্থা ঘোষণা করা
[গ] দুর্যোগময় মুহূর্তে সেবা করা
✅ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা

১৭২. সরকার কার কাছে জবাবদিহি করতে বাধ্য? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতির
✅ সংসদের
[গ] মন্ত্রিপরিষদের
[ঘ] স্পিকারের

১৭৩. সংসদ সরকারের যেকোনো ভালো কাজের যেমন প্রশংসা করতে পারে তেমনি সরকারের যেকোনো মন্দ কাজের সমালোচনাও করতে পারে। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ সরকারকে সংসদের কাছে জবাবদিহি করতে হয়
[খ] সরকার গঠনে সংসদের ভূমিকা রয়েছে
[গ] সংসদে আইন প্রণীত হয়
[ঘ] জনগণই আইনের উৎস

১৭৪. প্রধানমন্ত্রীর পদত্যাগ অর্থ কী? (জ্ঞান)
[ক] পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
[খ] অর্থমন্ত্রীর পদত্যাগ
✅ সম্পূর্ণ মন্ত্রিসভার পদত্যাগ
[গ] প্রধানমন্ত্রীর পদত্যাগ

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭৫. আইন বিভাগের প্রধান কাজ হলো- (অনুধাবন)
i. নতুন আইন প্রণয়ন
ii. পুরনো আইন পরিবর্তন
iii. দেশ শাসন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৬. সংবিধান রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে- (অনুধাবন)
i. সংবিধান লঙ্ঘনের জন্য
ii. গুরুতর অপরাধের জন্য
iii. দৈহিক ও মানসিক অসুস্থতার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৭. সংসদের অপসারণ করার ক্ষমতা রয়েছে- (অনুধাবন)
i. স্পিকারকে
ii. ডেপুটি স্পিকারকে
iii. ন্যায়পালকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৮. শাসন সংক্রান্ত সকল কাজের জন্য সংসদের কাছে দায়ী থাকতে হয়-
(অনুধাবন)
i. প্রধানমন্ত্রীকে
ii. বিচারপতিকে
iii. মন্ত্রিসভাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৯. সংসদ শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে- (অনুধাবন)
i. মুলতবি প্রস্তাবের মাধ্যমে
ii. নিন্দা প্রস্তাবের মাধ্যমে
iii. অর্থমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাবের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮০. মহিলারা আইনসভার সদস্যপদ লাভ করতে পারেন- (অনুধাবন)
i. পরোক্ষ নির্বাচনের মাধ্যমে
ii. নির্বাচনে বিজয়ী হয়ে
iii. পদাধিকার বলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮১. দ্বাদশ সংশোধনীর ফলে সংসদের ক্ষমতা ও কার্য্যাবলি বৃদ্ধি পেয়েছে- (অনুধাবন)
i. নির্বাচনের ক্ষেত্রে
ii. আইন প্রণয়নের ক্ষেত্রে
iii. পররাষ্ট্রনীতির ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮২. জাতীয় সংসদের কাজ হলো- (অনুধাবন)
i. আইন প্রণয়ন করা
ii. বাজেট অনুমোদন করা
iii. আইন কার্যকর করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৩. সংবিধানের যেকোনো সংশোধনী সংসদে- (অনুধাবন)
i. উত্থাপিত হয়
ii. কার্যকরী হয়
iii. গৃহীত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৪. সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি- (অনুধাবন)
i. রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দেন
ii. সংসদ সদস্য না থাকেন
iii. জাতীয় সংসদ কর্তৃক আস্থা ভোটে হেরে যান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৫. সংসদ যেসব প্রস্তাবের মাধ্যমে শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে- (অনুধাবন)
i. নিন্দা প্রস্তাব
ii. মুলতবি প্রস্তাব
iii. অনাস্থা প্রস্তাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৬ ও ১৮৭ নং প্রশ্নের উত্তর দাও :
মাহমুদ সাহেব একজন জাতীয় সংসদ সদস্য। সংসদে কোনো বিল উত্থাপিত হলে তিনি সে বিষয়ে চিন্তাভাবনা করে কখনো হ্যাঁ ভোট আবার কখনো না ভোট দেন।

১৮৬. মাহমুদ সাহেব কোন বিভাগের সদস্য? (প্রয়োগ)
✅ আইন
[খ] শাসন
[গ] বিচার
[ঘ] নির্বাহী

১৮৭. উক্ত বিভাগের ক্ষেত্রে সঠিক তথ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. সংবিধানের রক্ষক হিসেবে কাজ করে
ii. প্রচলিত আইন সংশোধন করে
iii. সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বাংলাদেশের বিচার বিভাগের ক্ষমতা ও কার্য্যাবলি
◈ নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করে- বিচার বিভাগ।
◈ বিচারবিভাগের স্বাতন্ত্র্য এবং স্বাধীনতার অন্যতম বৈশিষ্ট্য- বাংলাদেশ সংবিধানের।
◈ আইনের অনুশাসনকে অক্ষুণœ এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সজীব রাখে- বিচার বিভাগ।
◈ একটি দেশের ন্যায়বিচারের মানদণ্ড- বিচার ব্যবস্থা।
◈ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব ন্যস্ত- বিচার বিভাগের ওপর।
◈ রাষ্ট্রীয় সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে- বিচার বিভাগ।
◈ সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেয়- বিচার বিভাগ।
◈ ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে- বিচার বিভাগ।
◈ বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রথম পদক্ষেপ- নিয়োগ পদ্ধতি।
◈ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন- অধঃস্তন আদালতসমূহের বিচারকগণ।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮৮. বাংলাদেশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
[ক] বিচার বিভাগের পরাধীনতা
✅ বিচার বিভাগের স্বাধীনতা
[গ] বিচার বিভাগের দুর্নীতি
[ঘ] বিচার বিভাগের স্বজনপ্রীতি

১৮৯. কোনটি সংবিধানবহির্ভূত বিধানকে অবৈধ ঘোষণা করে শাসনতন্ত্রকে সুনির্দিষ্ট গতিপথে পরিচালিত করতে সাহায্য করে? (জ্ঞান)
[ক] জাতীয় সংসদ
[খ] আইনবিভাগ
[গ] মন্ত্রিসভা
✅ সুপ্রিমকোর্ট

১৯০. বাংলাদেশের বিচার বিভাগ নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণের মাধ্যমে কোনটি করে? (জ্ঞান)
✅ আইনের অনুশাসনকে অক্ষুণœ রাখে
[খ] বিচার বিভাগকে গতিহীন করে
[গ] জরুরি অবস্থা জারি করে
[ঘ] বিচার ব্যবস্থা ত্বরান্বিত করে

১৯১. একটি দেশের ন্যায়বিচারের মানদণ্ড কী? (জ্ঞান)
✅ বিচারব্যবস্থা
[খ] আদালত ব্যবস্থা
[গ] বিচারকের যোগ্যতা
[ঘ] আইনব্যবস্থা

১৯২. বিচার বিভাগের প্রধান কাজ কোনটি? (অনুধাবন)
✅ ন্যায়বিচার করা
[খ] আইন তৈরি
[গ] মৌলিক অধিকার রক্ষা
[ঘ] সংবিধান রক্ষা

১৯৩. কোনটি বিচার বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ? (অনুধাবন)
[ক] আইনের সংশোধন
[খ] আইন প্রণয়ন
[গ] আইনশৃঙ্খলা রক্ষা
✅ আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ

১৯৪. রাষ্ট্রীয় সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে কোন বিভাগ? (জ্ঞান)
[ক] আইন বিভাগ
[খ] নির্বাহী বিভাগ
[গ] শাসন বিভাগ
✅ বিচার বিভাগ

১৯৫. সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেয় কোন বিভাগ? (জ্ঞান)
✅ বিচার বিভাগ
[খ] শাসন বিভাগ
[গ] নির্বাহী বিভাগ
[ঘ] আইন বিভাগ

১৯৬. [ক] বিভাগ যুক্তরাষ্ট্রীয় সংবিধানের অভিভাবক ও চূড়ান্ত ব্যাখ্যা দানকারী। ক বিভাগের সাথে মিল রয়েছে কোন বিভাগের? (প্রয়োগ)
✅ বিচার
[খ] শাসন
[গ] আইন
[ঘ] নির্বাহী

১৯৭. কোন দেশের শাসনব্যবস্থায় সুপ্রিমকোর্ট প্রভূত ক্ষমতা ধারণ করে? (জ্ঞান)
[ক] ভারত
[খ] বাংলাদেশ
[গ] কানাডা
✅ যুক্তরাষ্ট্র

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৭

১৯৮. রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের মধ্যে বিভিন্ন বিরোধের মীমাংসা করে থাকে কে? (জ্ঞান)
[ক] আইন বিভাগ
✅ বিচার বিভাগ
[গ] নির্বাহী বিভাগ
[ঘ] রাষ্ট্রপতি

১৯৯. কোন বিভাগের অনুরোধে বিচার বিভাগ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে(জ্ঞান)
✅ শাসন বিভাগের
[খ] আইন বিভাগের
[গ] প্রতিরক্ষা বিভাগের
[ঘ] নির্বাহী বিভাগের

২০০. ‘H’ দেশ সাম্প্রতিক সময়ে তার দেশের জনগণের মানবাধিকার সংরক্ষণে স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ রিট জারি করেছে। ‘H’ দেশের সাথে সাদৃশ্যপূর্ণ দেশ কোনটি? (প্রয়োগ)
✅ বাংলাদেশ
[খ] চীন
[গ] মিশর
[ঘ] জাপান

২০১. বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রথম পদক্ষেপ কোনটি? (জ্ঞান)
[ক] আইন প্রয়োগ
[খ] আইন সংযোজন
✅ বিচারপতি নিয়োগ পদ্ধতি
[ঘ] বিচার করা

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০২. বিচার বিভাগ দক্ষ শাসন ব্যবস্থা গড়ে তোলে- (অনুধাবন)
i. ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে
ii. আইনের ব্যাখ্যা প্রদানের মাধ্যমে
iii. নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৩. বাংলাদেশের বিচার বিভাগ নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের মাধ্যমে- (অনুধাবন)
i. আইনের অনুশাসনকে অক্ষুণœ রাখে
ii. গণতান্ত্রিক ব্যবস্থাকে সজীব রাখে
iii. একনায়কতান্ত্রিকতাকে উদ্বুদ্ধ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৪. নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ করতে গিয়ে বিচার বিভাগকে যে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় তাহলো- (অনুধাবন)
i. হেবিয়াস কর্পাস রিট
ii. ম্যানডেমাস রিট
iii. সার্টিওয়ারি রিট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৫. বাংলাদেশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. বিচার বিভাগের স্বাধীনতা
ii. বিচার বিভাগের পরাধীনতা
iii. বিচার বিভাগের স্বাতন্ত্র্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৬. বিচার বিভাগের প্রধান কাজ হলো- (অনুধাবন)
i. আইন সংশোধন করা
ii. অভিযুক্ত ব্যক্তির বিচার করা
iii. আইন অমান্যকারীর বিচার করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৭. বিচারকগণ বিচারকার্য সম্পন্ন করেন- (অনুধাবন)
i. নিরপেক্ষভাবে
ii. স্বাধীনভাবে
iii. ন্যায়নীতির ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৮. ন্যায় ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের বিচার বিভাগ- (অনুধাবন)
i. সুসংগঠিত
ii. সুনির্দিষ্ট
iii. সুপরিচালিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৯. বিচার বিভাগের বিবিধ কার্য্যাবলির অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. লাইসেন্স প্রদান
ii. অভিভাবকত্ব নিরূপণ
iii. বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১০. বিদেশে উচ্চ বিচারালয়ের বিচারক নিয়োগের ক্ষেত্রে অবলম্বন করা হয়-
(অনুধাবন)
i. জনসাধারণ কর্তৃক নির্বাচন পদ্ধতি
ii. শাসন বিভাগ কর্তৃক নির্বাচন পদ্ধতি
iii. আইনসভা কর্তৃক নির্বাচন পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১১ ও ২১২ নং প্রশ্নের উত্তর দাও :
আলিফের বয়স যখন ২ বছর তখন তার বাবা মারা যায়। ৫ বছর বয়সে মাও মারা যায়। বাবা-মা হারানো অসহায় আলিফকে তার চাচা ভরণপোষণের দায়িত্ব নেন। সেই সাথে তিনি আলিফের বাবা-মা’র রেখে যাওয়া সম্পদ-সম্পত্তিও দেখাশোনা করেন।

২১১. আলিফের সম্পত্তির তত্ত্বাবধান বিচার বিভাগের কোন ধরনের কাজের আওতাভুক্ত? (প্রয়োগ)
[ক] বিরোধ নিষ্পত্তি
[খ] সংবিধান রক্ষামূলক
✅ বিবিধ কার্য্যাবলি
[ঘ] মৌলিক অধিকার সংরক্ষণ

২১২. বিচার বিভাগের উক্ত কাজের মাধ্যমে- (উচ্চতর দক্ষতা)
i. আলিফের বাবা-মায়ের সম্পত্তি সুরক্ষিত হবে
ii. প্রাপ্তবয়স্ক হলে আলিফ সম্পত্তির অংশ পাবে
iii. আলিফের ব্যক্তি স্বাধীনতা বিঘিœত হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 পরিচ্ছেদ-৭. ২ : বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা
◈ একটি দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য প্রয়োজন- সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা।
◈ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা- সচিব।
◈ সচিবালয়- শাসনব্যবস্থার স্নায়ুকেন্দ্র স্বরূপ।
◈ বাংলাদেশে সিভিল সার্ভিসের একজন প্রধান কর্মকর্তা- বিভাগীয় কমিশনার।
◈ অধিদপ্তরের প্রধান হলেন- মহাপরিচালক বা পরিচালক।
◈ বাংলাদেশ সরকারের কার্যকলাপের মূল উৎস- সচিবালয়।
◈ কেন্দ্রের পরেই বাংলাদেশে স্থান- বিভাগীয় প্রশাসনের।
◈ বাংলাদেশ বিভক্ত- ৮টি বিভাগে।
◈ জেলা প্রশাসনের সাথে যোগসূত্র বিদ্যমান- কেন্দ্রের।
◈ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা হচ্ছেন- উপজেলা নির্বাহী অফিসার।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১৩. বাংলাদেশ ১৯৭১ সালের কত তারিখে স্বাধীনতা অর্জন করে? (জ্ঞান)
[ক] ১৪ ডিসেম্বর
[খ] ১৫ ডিসেম্বর
✅ ১৬ ডিসেম্বর
[ঘ] ২৬ মার্চ

২১৪. পূর্ব পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থা কীরূপ ছিল? (অনুধাবন)
[ক] এক কেন্দ্রিক
[খ] কেন্দ্রীয়
✅ প্রাদেশিক
[ঘ] বহুকেন্দ্রিক

২১৫. শাসন সংক্রান্ত এক বা একাধিক বিভাগ কিসের ওপর ন্যস্ত? (জ্ঞান)
[ক] অধিদপ্তরের
✅ মন্ত্রণালয়ের
[গ] আইন বিভাগের
[ঘ] পরিদপ্তরের

২১৬. মন্ত্রণালয়ের প্রধান কে? (জ্ঞান)
[ক] সচিব
✅ মন্ত্রী
[গ] সরকারি সচিব
[ঘ] যুগ্ম সচিব

২১৭. প্রতিটি মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত রয়েছে কী? (জ্ঞান)
[ক] পরিদপ্তর
[খ] বোর্ড
[গ] কর্পোরেশন
✅ অধিদপ্তর

২১৮. সচিবালয় বাংলাদেশ সরকারের কার্যকলাপের মূল উৎস। এ কথাটি দ্বারা কী প্রকাশ পেয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] সচিবালয় বিচার ব্যবস্থার স্নায়ুকেন্দ্রস্বরূপ
✅ সচিবালয় শাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্রস্বরূপ
[গ] সচিবালয় আইন ব্যবস্থার স্নায়ুকেন্দ্রস্বরূপ
[ঘ] সচিবালয় বাংলাদেশের স্নায়ুকেন্দ্রস্বরূপ

২১৯. সরকারি যাবতীয় সিদ্ধান্ত সর্বপ্রথম কোথায় গৃহীত হয়? (জ্ঞান)
[ক] সংসদে
[খ] মন্ত্রণালয়ে
[গ] মন্ত্রিসভায়
✅ সচিবালয়ে

২২০. প্রশাসনিক কাঠামোর পদসোপান অনুযায়ী সবার উপর অবস্থান করেন কে? (জ্ঞান)
[ক] অতিরিক্ত সচিব
[খ] যুগ্ম সচিব
[গ] সচিব
✅ মন্ত্রী

২২১. মন্ত্রণালয়ের যাবতীয় কাজের ভার কার ওপর ন্যস্ত থাকে? (জ্ঞান)
[ক] মন্ত্রী
✅ সচিব
[গ] যুগ্ম সচিব
[ঘ] সহকারী সচিব

২২২. মন্ত্রণালয় পরিচালনার ব্যাপারে মন্ত্রী কার নিকট হতে সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ গ্রহণ করেন? (জ্ঞান)
✅ সচিব
[খ] রাষ্ট্রপতি
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] এটর্নি জেনারেল

২২৩. তানভীর একজন সরকারি কর্মকর্তা। সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তিনি মন্ত্রীর সহচর হিসেবে কাজ করেন। তিনি কোন পদে কর্মরত আছেন? (প্রয়োগ)
✅ সচিব
[খ] অতিরিক্ত সচিব
[খ] মহাপরিচালক
[ঘ] যুগ্ম সচিব

২২৪. ফরিদ বাংলাদেশ সচিবালয়ে চাকরি করেন। প্রশাসনিক কাঠামোর পদসোপান অনুযায়ী তার স্থান তৃতীয়। তিনি নিচের কোন পদটি দখল করে আছেন? (প্রয়োগ)
[ক] মন্ত্রী
[খ] সচিব
✅ অতিরিক্ত সচিব
[ঘ] উপসচিব

২২৫. কোনো বিভাগীয় প্রধান কার পরামর্শ ছাড়া সরাসরি মন্ত্রীর কাছে কোনো কিছু পাঠাতে পারেন না? (জ্ঞান)
[ক] সহকারী সচিবের
[খ] অতিরিক্ত সচিবের
✅ সচিবের
[ঘ] যুগ্ম সচিবের

২২৬. বিভাগীয় কমিশনার যাবতীয় কার্য্যাবলির জন্য কার নিকট দায়ী থাকে? (জ্ঞান)
✅ কেন্দ্র
[খ] জেলা প্রশাসক
[গ] সচিব
[ঘ] মন্ত্রী

২২৭. প্রশাসনের সুবিধার্থে কোনটির সৃষ্টি হয়? (অনুধাবন)
[ক] কেন্দ্রীয় প্রশাসন
✅ স্থানীয় প্রশাসন
[গ] বহুকেন্দ্রিক প্রশাসন
[ঘ] এককেন্দ্রিক প্রশাসন

২২৮. বিভাগীয় কমিশনারের পরই কার স্থান? (জ্ঞান)
✅ জেলা প্রশাসকের
[খ] পুলিশ সুপারের
[গ] যুগ্ম সচিবের
[ঘ] অতিরিক্ত সচিবের

২২৯. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর দ্বিতীয় স্তর কোনটি? (জ্ঞান)
[ক] সচিবালয়
✅ বিভাগীয় প্রশাসন
[গ] জেলা প্রশাসন
[ঘ] উপজেলা প্রশাসন

২৩০. বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি বিভাগে বিভক্ত করা হয়েছে? (জ্ঞান)
[ক] ৪
[খ] ৫
[গ] ৬
✅ ৭

২৩১. বিভাগীয় প্রশাসনের শীর্ষে অবস্থান করেন কে? (জ্ঞান)
[ক] মন্ত্রী
[খ] সচিব
✅ বিভাগীয় কমিশনার
[ঘ] জেলা প্রশাসক

২৩২. কে বাংলাদেশে সিভিল সার্ভিসের একজন প্রধান কর্মকর্তা? (জ্ঞান)
[ক] জেলা প্রশাসক
✅ বিভাগীয় কমিশনার
[গ] যুগ্ম সচিব
[ঘ] সহকারী সচিব

২৩৩. হাফিজ একজন প্রশাসনিক কর্মকর্তা। তিনি একজন যুগ্ম সচিবের সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা। তার পদমর্যাদা কী? (প্রয়োগ)
[ক] জেলা প্রশাসক
✅ বিভাগীয় কমিশনার
[গ] পুলিশ সুপার
[ঘ] এসআই

২৩৪. কে মূলত বাংলাদেশ সরকারের রাজস্ব বিষয়ক কর্মকর্তা? (জ্ঞান)
[ক] জেলা প্রশাসক
[খ] মেয়র
✅ বিভাগীয় কমিশনার
[ঘ] রাজস্ব কর্মকর্তা

২৩৫. কে জেলা প্রশাসকদের কার্য্যাবলি তদারকি করেন? (জ্ঞান)
[ক] মন্ত্রী
[খ] সচিব
✅ বিভাগীয় কমিশনার
[ঘ] যুগ্ম সচিব

২৩৬. বিভাগীয় কমিশনার কোন ধরনের কাজের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে? (জ্ঞান)
[ক] সেবামূলক
✅ জনকল্যাণমূলক
[গ] উন্নয়নমূলক
[ঘ] আইনশৃঙ্খলা রক্ষামূলক

২৩৭. জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কোন স্তর? (জ্ঞান)
[ক] দ্বিতীয়
✅ তৃতীয়
[গ] চতুর্থ
[ঘ] পঞ্চম

২৩৮. প্রতিটি মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত রয়েছে কী? (জ্ঞান)
[ক] পরিদপ্তর
[খ] বোর্ড
[গ] কর্পোরেশন
✅ অধিদপ্তর

২৩৯. জেলার ভূমি রাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করেন কে? (জ্ঞান)
[ক] বিভাগীয় কমিশনার
[খ] অতিরিক্ত জেলা প্রশাসক
[গ] সহকারী সচিব
✅ জেলা প্রশাসক

২৪০. মনোয়ার সাহেব একজন প্রশাসনিক কর্মকর্তা। তিনি উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হন। তার পদবি কী? (প্রয়োগ)
[ক] বিভাগীয় কমিশনার
[খ] উপজেলা নির্বাহী অফিসার
✅ জেলা প্রশাসক
[ঘ] অতিরিক্ত সচিব

২৪১. প্রথম শ্রেণির বিচারক হিসেবে ফৌজদারি মামলার নিষ্পত্তি করেন কে? (জ্ঞান)
[ক] বিভাগীয় কমিশনার
[খ] সচিব
✅ জেলা প্রশাসক
[ঘ] বিচারপতি

২৪২. বর্তমানে দেশে কতটি উপজেলা রয়েছে? (জ্ঞান)
[ক] ৪৬৫টি
[খ] ৪৮০টি
✅ ৪৮৬টি
[ঘ] ৪৯০টি

২৪৩. উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কে? (জ্ঞান)
[ক] জেলা প্রশাসক
✅ উপজেলা নির্বাহী অফিসার
[গ] বিভাগীয় কমিশনার
[ঘ] পৌর কমিশনার

২৪৪. উপজেলার শাসন ব্যবস্থা ও শান্তিশৃঙ্খলার কাজ দেখাশুনা করেন কে? (জ্ঞান)
[ক] জেলা প্রশাসক
✅ উপজেলা নির্বাহী অফিসার
[গ] বিভাগীয় কমিশনার
[ঘ] অতিরিক্ত জেলা প্রশাসক

২৪৫. মন্ত্রী → সচিব → ? (প্রয়োগ)
বাংলাদেশের প্রশাসনিক স্তরবিন্যাসে ‘?’ চি‎হ্নিত স্থানে কী হবে?
[ক] উপসচিব
✅ অতিরিক্ত সচিব
[গ] যুগ্ম সচিব
[ঘ] সিনিয়র সহকারী সচিব

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪৬. বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার কেন্দ্রে অবস্থিত- (অনুধাবন)
i. মন্ত্রণালয়
ii. সেক্রেটারিয়েট
iii. সচিবালয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৭. বিভিন্ন দেশের সরকার ব্যবস্থা বিভিন্ন রকম। এর মূলে রয়েছে- (অনুধাবন)
i. জনগণের বৈচিত্র্য
ii. উৎপাদন ব্যবস্থা
iii. রাজনৈতিক সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৮. মন্ত্রী হলেন একজন- (অনুধাবন)
i. প্রধান নির্বাহী কর্মকর্তা
ii. রাজনৈতিক ব্যক্তি
iii. মন্ত্রণালয়ের প্রধান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৯. বিভাগীয় প্রশাসনে কর্মরত থাকেন- (অনুধাবন)
i. অতিরিক্ত কমিশনার
ii. কমিশনারের ব্যক্তিগত সহকারী
iii. বহুসংখ্যক কর্মচারী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫০. স্থানীয় প্রশাসনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষে- (অনুধাবন)
i. আইনশৃঙ্খলা রক্ষা
ii. রাজস্ব আদায়
iii. সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫১. জেলা প্রশাসকের শাসন সংক্রান্ত কাজ হলো- (অনুধাবন)
i. সরকারি দপ্তরের কাজ তদারক করা
ii. সরকারি নীতি নির্ধারণ করা
iii. কর আদায় করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫২. জেলা প্রশাসককে বলা চলে জেলার- (অনুধাবন)
i. পরিচালক
ii. তত্ত্বাবধায়ক
iii. নিয়ন্ত্রক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৩. স্থানীয় শাসন বলতে বোঝায় স্থানীয় পর্যায়ের- (অনুধাবন)
i. ইউনিয়ন শাসনব্যবস্থাকে
ii. জেলা শাসনব্যস্থাকে
iii. উপজেলা শাসনব্যবস্থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৪. উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব তদারক করা উপজেলার সকল- (অনুধাবন)
i. কল্যাণমূলক কাজ
ii. উন্নয়ন কাজ
iii. প্রশাসনিক কাজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৫. জেলা প্রশাসক ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন- (অনুধাবন)
i. উচ্চবিত্তদের সাথে
ii. কেন্দ্রের সাথে
iii. জেলার গণ্যমান্য লোকদের সাথে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫৬ ও ২৫৭ নং প্রশ্নের উত্তর দাও :
জামিল সাহেবকে কেন্দ্র করে ‘H’ জেলার সমগ্র শাসন আবর্তিত হয়। তিনি ঐ জেলার মধ্যমণি। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য

২৫৬. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কোন স্তরে জামিল সাহেব দায়িত্ব পালন করছেন? (প্রয়োগ)
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
✅ তৃতীয়
[ঘ] চতুর্থ

২৫৭. জামিল সাহেব ভূমিকা রাখেন-
i. ভূমি রাজস্ব আদায়ে
ii. জেলার উন্নয়নে
iii. বিভাগের উন্নয়নে

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 স্থানীয় স্বায়ত্তশাসন, ইউনিয়ন ও উপজেলা পরিষদ
◈ স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে- সরকার পরিচালনা পদ্ধতির পরিশীলিত রূপ।
◈ নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়- স্থানীয় স্বায়ত্তশাসন।
◈ এদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান- ইউনিয়ন পরিষদ।
◈ স্থানীয় সরকার অধ্যাদেশ পাস হয়- ১৯৭৬ সালে।
◈ সংশোধিত আইনে প্রতিটি ইউনিয়ন গঠিত- একজন চেয়ারম্যানসহ মোট ১৩ জন সদস্য নিয়ে।
◈ বাংলাদেশে ইউনিয়ন পরিষদ রয়েছে- ৪,৪৬৬টি।
◈ ইউনিয়ন পরিষদের কার্য্যাবলিকে প্রধানত ভাগ করা যায়- দুইটি ভাগে।
◈ উপজেলা ব্যবস্থা প্রথম প্রবর্তন করা হয়- ১৯৮৩ সালে।
◈ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা ও জেলা পরিষদ- স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
◈ বর্তমানে দেশে উপজেলা রয়েছে- ৪৮৬টি।
◈ জেলার প্রধান নির্বাহী কর্মকর্তার প্রেরিত আদেশ ও কাজের সমন্বয় করেন- উপজেলা নির্বাহী অফিসার।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫৮. নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে কী বলে? (জ্ঞান)
[ক] স্থানীয় প্রশাসন
[খ] কেন্দ্রীয় প্রশাসন
✅ স্থানীয় স্বায়ত্তশাসন
[ঘ] স্থানীয় স্বশাসন

২৫৯. গ্রাম এলাকায় জনপ্রতিনিধিত্বমূলক স্থানীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কোন প্রতিষ্ঠানটি কাজ করছে? (জ্ঞান)
[ক] পৌরসভা
[খ] উপজেলা পরিষদ
✅ ইউনিয়ন পরিষদ
[ঘ] জেলা পরিষদ

২৬০. চৌকিদার পঞ্চায়েত আইন ১৮৭০ এ কত সদস্যবিশিষ্ট একটি কর্তৃপক্ষের মাধ্যমে উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হতো? (জ্ঞান)
[ক] তিন
[খ] চার
✅ পাঁচ
[ঘ] ছয়

২৬১. ১৯১৯ সালে কী নামে একটিমাত্র স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা হয়? (জ্ঞান)
[ক] চৌকিদারি পঞ্চায়েত
[খ] ইউনিয়ন কাউন্সিল
✅ ইউনিয়ন বোর্ড
[ঘ] ইউনিয়ন পরিষদ

২৬২. পাকিস্তান আমলে কোনটির নাম হয় ইউনিয়ন কাউন্সিল? (জ্ঞান)
[ক] ইউনিয়ন কাউন্সিলের
[খ] ইউনিয়ন পরিষদের
✅ ইউনিয়ন বোর্ডের
[ঘ] ইউনিয়ন কমিটির

২৬৩. কত সালে ইউনিয়ন পরিষদ গঠনে ব্যাপক পরিবর্তন আনা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭৬
[খ] ১৯৮৫
✅ ১৯৯৭
[ঘ] ১৯৯৮

২৬৪. গড়ে কতটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত? (জ্ঞান)
[ক] ৫-১০টি
✅ ১০-১৫টি
[গ] ১৫-২০টি
[ঘ] ২০-২৫টি

২৬৫. ইউনিয়ন পরিষদের মোট সদস্য সংখ্যা কত জন? (অনুধাবন)
✅ ১৩
[খ] ১৪
[গ] ১৫
[ঘ] ২০

২৬৬. পূর্বে একটি ইউনিয়ন কয়টি ওয়ার্ডে বিভক্ত ছিল? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৫
[ঘ] ৭

২৬৭. বর্তমানে একটি ইউনিয়ন কয়টি ওয়ার্ডে বিভক্ত? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৫
[গ] ৭
✅ ৯

২৬৮. ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর? (জ্ঞান)
[ক] ৪
✅ ৫
[গ] ৬
[ঘ] ৭

২৬৯. বাংলাদেশে সর্বমোট কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে? (জ্ঞান)
[ক] ৪,৪৬৮টি
✅ ৪,৪৬৬টি
[গ] ৪,৪৬৪টি
[ঘ] ৪,৪৬২টি

২৭০. ইউনিয়ন পরিষদের কার্য্যাবলিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৭১. কচুয়ারপোতা ও ডালডাঙ্গা গ্রামের মধ্যে দাঙ্গা-হাক্সগামা নিরসনে ইউনিয়ন পরিষদ কতগুলো পদক্ষেপ গ্রহণ করেন। এটা ইউনিয়ন পরিষদের কোন ধরনের কাজ? (প্রয়োগ)
✅ জনশৃঙ্খলা রক্ষা
[খ] জনকল্যাণমূলক
[গ] প্রশাসনিক
[ঘ] উন্নয়নমূলক

২৭২. কাজিরবেড ইউনিয়নের চেয়ারম্যান লতিফ আহমেদ। তিনি গ্রামের নিরক্ষর লোকদের অক্ষরদানের জন্য একটি নৈশ বিদ্যালয় স্থাপন করলেন। তার এ কাজটি কোন ধরনের কাজ? (প্রয়োগ)
[ক] জনশৃঙ্খলা রক্ষা
✅ জনকল্যাণমূলক
[গ] প্রশাসনিক
[ঘ] শিক্ষামূলক

২৭৩. উপজেলা ব্যবস্থা প্রথম কত সালে প্রবর্তন করা হয়? (জ্ঞান)
[ক] ১৯১৯
[খ] ১৯৭৬
✅ ১৯৮৩
[ঘ] ১৯৮৫

২৭৪. উপজেলা পরিষদ আইন কত সালে পুনঃপ্রচলন হয়? (জ্ঞান))
[ক] ২০০৯
[খ] ২০০৭
[গ] ২০০২
✅ ১৯৯৮

২৭৫. কত সালে উপজেলা পরিষদ আইন পাস হয়? (জ্ঞান)
[ক] ১৯৮৩
[খ] ১৯৯৮
✅ ২০০৯
[ঘ] ২০১২

২৭৬. উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কীভাবে নির্বাচিত হবেন? (অনুধাবন)
[ক] জনগণের পরোক্ষ ভোটে
✅ জনগণের সরাসরি ভোটে
[গ] হ্যাঁ-না ভোটে
[ঘ] সংসদ সদস্যের ভোটে

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৭৭. স্থানীয় স্বায়ত্তশাসনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- (অনুধাবন)
i. আইনগত ভিত্তি
ii. নির্বাচিত সংস্থা
iii. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭৮. বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- (অনুধাবন)
i. ইউনিয়ন পরিষদ
ii. উপজেলা পরিষদ
iii. জেলা প্রশাসন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭৯. স্থানীয় সরকারব্যবস্থার ক্ষেত্রে সঠিক তথ্য হলো- (অনুধাবন)
i. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ স্বাধীন
ii. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ স্বাধীন নয়
iii. অনেক ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮০. ইউনিয়ন পরিষদের ঐচ্ছিক কার্য্যাবলির অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. ইউনিয়নের পরিচ্ছন্নতা রক্ষা
ii. কর্মসংস্থান সৃষ্টি
iii. পরিবেশ সংরক্ষণ ও বনায়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮১. ইউনিয়ন পরিষদের প্রধানতম কার্য্যাবলির মধ্যে পড়ে- (অনুধাবন)
i. বাঁধ নির্মাণ
ii. দারিদ্র্যবিমোচন
iii. আত্মকর্মসংস্থান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮২. ইউনিয়ন পরিষদের স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত কাজ হলো- (অনুধাবন)
i. কৃষি উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ
ii. গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন
iii. কর্মসংস্থান সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮৩. উপজেলা পরিষদের গঠন সম্পর্কিত সঠিক তথ্য হলো- (অনুধাবন)
i. চেয়ারম্যান
ii. ১ জন ভাইস চেয়ারম্যান
iii. ২ জন ভাইস চেয়ারম্যান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮৪ ও ২৮৫ নং প্রশ্নের উত্তর দাও :
নিজাম সাহেব তার সংস্থার ১৩ জন সদস্য নিয়ে এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তিনি এই ব্যয় নির্বাহের জন্য কর ও সরকারি অনুদানের ওপর নির্ভর করেন।

২৮৪. নিজাম সাহেব কোন সংস্থার সদস্য? (প্রয়োগ)
[ক] জেলা পরিষদ
[খ] পৌরসভা
[গ] সিটি কর্পোরেশন
✅ ইউনিয়ন পরিষদ

২৮৫. উক্ত সংস্থার মাধ্যমে- (উচ্চতর দক্ষতা)
i. গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হয়
ii. গ্রামীণ স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পায়
iii. গ্রামীণ নিরাপত্তা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 স্থানীয় স্বায়ত্তশাসন : জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন
◈ বাংলাদেশ সরকার জেলা পরিষদ আইন, ২০০০ প্রবর্তন করে- ৬ জুলাই ২০০০ সালে।
◈ জেলা পরিষদ নেই- খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলাসমূহে।
◈ জেলা পরিষদ গঠনের ব্যবস্থা নেওয়া হয়- ৬১টি জেলায়।
◈ ১ জন চেয়ারম্যান, ১৫ জন সদস্য এবং সংরক্ষিত আসনের ৫ জন মহিলা সদস্য নিয়ে গঠিত- জেলা পরিষদ।
◈ নবগঠিত জেলা পরিষদের কার্যকাল- পাঁচ বছর।
◈ দেশের প্রত্যেক পৌর বা শহর এলাকার জন্য রয়েছে- একটি করে পৌরসভা।
◈ পৌরসভার সদস্যগণ পরিচিত- কাউন্সিলর নামে।
◈ একজন মেয়র ও একজন ডেপুটি মেয়র থাকে- সিটি কর্পোরেশনে।
◈ উত্তর ও দক্ষিণ নামে দুটো কর্পোরেশনে বিভক্ত করা হয়েছে- ঢাকা সিটি কর্পোরেশনকে কর্পোরেশনকে।
◈ গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে সহায়তা করে- স্থানীয় প্রশাসন।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮৬. কোন জেলায় জেলা পরিষদ অনুপস্থিত? (জ্ঞান)
[ক] যশোর
[খ] ঝিনাইদহ
[গ] খুলনা
✅ বান্দরবান

২৮৭. মোট কত জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত? (অনুধাবন)
[ক] ২০
✅ ২১
[গ] ২৩
[ঘ] ২৬

২৮৮. চেয়ারম্যান ব্যতীত মোট কতজন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়? (অনুধাবন)
[ক] ১৫
[খ] ১৮
✅ ২০
[ঘ] ২১

২৮৯. জেলা পরিষদের কার্য্যাবলি কত ধরনের? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৯০. কোনটি জেলা পরিষদের আবশ্যিক কাজ? (জ্ঞান)
✅ রাস্তার পাশে বৃক্ষরোপণ ও সংরক্ষণ
[খ] জনস্বাস্থ্য ও গণপূর্ত বিষয়ক কার্যক্রম গ্রহণ
[গ] জাতীয় দিবস উদ্যাপন
[ঘ] সামাজিক অনাচার প্রতিরোধ

২৯১. শিক্ষা, সংস্কৃতি, সমাজকল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন কোনটির ঐচ্ছিক কাজ? (জ্ঞন)
✅ জেলা পরিষদ
[খ] পৌরসভা
[গ] উপজেলা পরিষদ
[ঘ] জেলা প্রশাসন

২৯২. শহর এলাকার স্থানীয় শাসন সংস্থা কোনটি? (জ্ঞান)
✅ পৌরসভা
[খ] সিটি কর্পোরেশন
[গ] জেলা পরিষদ
[ঘ] উপজেলা পরিষদ

২৯৩. পৌরসভার কার্যকাল কত বছর? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬

২৯৪. ঝিনাইদহ একটি জেলা। এই জেলা সদরে নিচের কোনটির উপস্থিতি থাকতে হবে? (প্রয়োগ)
[ক] হাইকোর্ট
[খ] ইউনিয়ন পরিষদ
✅ পৌরসভা
[ঘ] বিভাগীয় প্রশাসন

২৯৫. শহর এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য কোন সংস্থা বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করে? (জ্ঞান)
[ক] সিটি কর্পোরেশন
[খ] জেলা পরিষদ
[গ] উপজেলা পরিষদ
✅ পৌরসভা

২৯৬. কোনটি অগ্নিনিরোধ ও নির্বাপণের ব্যবস্থা করে থাকে? (জ্ঞান)
✅ পৌরসভা
[খ] উপজেলা পরিষদ
[গ] জেলা পরিষদ
[ঘ] ইউনিয়ন পরিষদ

২৯৭. মাতৃসদন, শিশুসদন প্রতিষ্ঠা পৌরসভার কোন ধরনের কার্য্যাবলির অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] পরিকল্পনামূলক
[খ] জননিরাপত্তামূলক
✅ জনস্বাস্থ্য বিষয়ক
[ঘ] শিক্ষা সংক্রান্ত

২৯৮. পৌর এলাকায় কিসের অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী দালানকোঠা নির্মাণ করতে হয়? (জ্ঞান)
[ক] জেলা পরিষদের
[খ] উপজেলা পরিষদের
✅ পৌরসভার
[ঘ] ইউনিয়ন পরিষদের

২৯৯. পৌরসভা কেন রাস্তা নির্মাণ, নামকরণ ও সংরক্ষণ করে?
✅ জনসাধারণের চলাচলের সুবিধার জন্য (অনুধাবন)
[খ] পৌর এলাকা নিয়ন্ত্রণের জন্য
[গ] জনসাধারণের চিত্তবিনোদনের জন্য
[ঘ] যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার জন্য

৩০০. রাস্তায় আলোর ব্যবস্থা করা এবং রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ কোন সংস্থার কাজ? (জ্ঞান)
[ক] জেলা পরিষদ
[খ] উপজেলা পরিষদ
✅ পৌরসভার
[ঘ] সিটি কর্পোরেশন

৩০১. নিচের কোনটি সিটি কর্পোরেশন? (জ্ঞান)
[ক] যশোর
[খ] কুষ্টিয়া
✅ কুমিল্লা
[ঘ] নবাবগঞ্জ

৩০২. ঢাকা সিটি কর্পোরেশনকে আইনের মাধ্যমে কয়টি কর্পোরেশনে বিভক্ত করা হয়েছে? (জ্ঞান)
✅ দুইটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৩০৩. শহরের পানীয় ও জল ব্যবস্থা, ময়লা আবর্জনা অপসারণের জন্য নিচের কোনটি গঠন করা হয়েছে? (জ্ঞান)
[ক] জেলা পরিষদ
[খ] উপজেলা পরিষদ
✅ সিটি কর্পোরেশন
[ঘ] ইউনিয়ন পরিষদ

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩০৪. জেলা পরিষদের ঐচ্ছিক কার্য্যাবলি হলো- (অনুধাবন)
i. অর্থনৈতিক উন্নয়ন
ii. তথ্যকেন্দ্র স্থাপন
iii. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০৫. পৌরসভার জনস্বাস্থ্য বিষয়ক কাজ হলো- (অনুধাবন)
i. মহামারী হতে জনজীবন রক্ষা
ii. চিকিৎসা কেন্দ্র স্থাপন
iii. সংক্রামক রোগ প্রতিরোধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০৬. পৌরসভার শিক্ষা সংক্রান্ত কাজ হচ্ছে- (অনুধাবন)
i. হোস্টেল নির্মাণ
ii. বিনামূল্যে বই বিতরণ
iii. এতিমখানা স্থাপন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০৭. পৌরসভা গঠিত হয়- (অনুধাবন)
i. একজন চেয়ারম্যান নিয়ে
ii. ওয়ার্ডভিত্তিক কয়েকজন নির্বাচিত সদস্য নিয়ে
iii. দুজন ভাইস চেয়ারম্যান নিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০৮. পৌরসভার সমাজকল্যাণ সংক্রান্ত কাজ হচ্ছে- (অনুধাবন)
i. মাতৃসদন প্রতিষ্ঠা
ii. কল্যাণকেন্দ্র স্থাপন
iii. এতিমখানা স্থাপন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০৯. সিটি কর্পোরেশনে আছেন- (অনুধাবন)
i. একজন মেয়র
ii. একজন ডেপুটি মেয়র
iii. একজন চেয়ারম্যান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১০. যে সমস্যা মীমাংসা করার জন্য পৌরসভা সালিসি উদ্যোগ নিতে পারে-
(অনুধাবন)
i. পারিবারিক সমস্যা
ii. ঝগড়াঝাটি
iii. দাঙ্গা-হাঙ্গামা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১১ ও ৩১২ নং প্রশ্নের উত্তর দাও :
মনোয়ার সাহেব একটি সংস্থার চেয়ারম্যান। পনেরোজন সদস্য এবং পাঁচজন মহিলা সদস্য নিয়ে তার সংস্থাটি গঠিত। সংস্থাটি ঐচ্ছিক ও আবশ্যিক এই দুই ধরনের কাজ করে থাকে। আবশ্যিক কাজের অংশ হিসেবে মনোয়ার সাহেব এলাকায় একটি পাঠাগার স্থাপন করেন।

৩১১. মনোয়ার সাহেবের সংস্থার সাথে সাদৃশ্যপূর্ণ সংস্থা কোনটি? (প্রয়োগ)
✅ জেলা পরিষদ
[খ] ইউনিয়ন পরিষদ
[গ] পৌরসভা
[ঘ] সিটি কর্পোরেশন

৩১২. মনোয়ার সাহেবের কার্যক্রমের ফলে এলাকায়- (উচ্চতর দক্ষতা)
i. সচেতন নাগরিক তৈরি হবে
ii. কুসংস্কার হ্রাস পাবে
iii. দুর্নীতি বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment