৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
ষষ্ঠ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
Class 9-10 Bangladesh and Global Studies Guide and SSC Exam Preparation
Bangladesh and Global Studies Chapter-06
Bangladesh and Global Studies
MCQ
Question and Answer pdf download
রাষ্ট্র, নাগরিকতা ও আইন
১. ‘আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম, যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয়’- উক্তিটি কার?
[ক] টি. এইচ. গ্রীণ
✅ হল্যান্ড
[গ] উড্রো উইলসন
[ঘ] এরিস্টটল
২. নাগরিকের দায়িত্ব হলো-
✅ রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
[খ] অধিক সংখ্যক লোককে শিল্পকারখানায় কাজে লাগানো
[গ] দক্ষ জনশক্তি তৈরি করা
[ঘ] রাজনৈতিক সংগঠন গড়ে তোলা
৩. আইনের বৈশিষ্ট্য হচ্ছে-
i. মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা
ii. সকলের অধিকার সমভাবে সংরক্ষণ করা
iii. বিধিবিধান মানতে বাধ্য করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অভি ও রাফি দুই বন্ধু একদিন প্রতিবেশীর গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ধরা পড়ে যায়। বাড়িওয়ালা দুইজনকে থানায় সোপর্দ করেন। রাফির বাবা প্রভাবশালী হওয়ায় তিনি তাকে থানা থেকে ছাড়িয়ে নেন। অভির দরিদ্র বাবা-মা অনেক মিনতি করেও অভিকে ছাড়াতে পারেননি।
৪. অভির ক্ষেত্রে আইনের অনুশাসনের যে দিকটি প্রযোজ্য হয়নি-
i. আইনের প্রাধান্য
ii. আইনের দৃষ্টিতে সাম্য
iii. আইনের সর্বজনীনতা
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫. উক্ত দিকটি সমাজে প্রতিষ্ঠিত হলে, আইনের দৃষ্টিতে-
i. ধনী-গরিব সকলেই সমান হবে
ii. সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে
iii. কেউ বাড়তি সুবিধা পাবে না
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
বাংলাদেশ ও বিশ্বপরিচয় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. The Modern State গ্রন্থের রচয়িতা কে?
[ক] এরিস্টটল
[খ] অধ্যাপক গার্নার
[গ] টি এইচ গ্রিন
✅ আর. এম. ম্যাকাইভার
২. বাংলাদেশ সরকার ভারতের সাথে ছিটমহল বিষয়ক চুক্তি করে ছিটমহল বিনিময় করে। এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ?
[ক] কল্যাণমূলক
[খ] ঐচ্ছিক
✅ মুখ্য
[ঘ] গৌণ
৩. আইনের প্রাধান্য বলতে বোঝায়-
[ক] আইন সকলের জন্য সমান
[খ] আইনের অপপ্রয়োগ করা
[গ] যখন যাকে খুশি গ্রেফতার করা
✅ সবকিছু আইন অনুসারে চলা
৪. রাষ্ট্র সম্পর্কিত কার সংজ্ঞায় রাষ্ট্রের সবকটি উপাদানের উল্লেখ রয়েছে?
[ক] এরিস্টটল
✅ গার্নার
[গ] জন অস্টিন
[ঘ] টি এইচ গ্রিন
৫. কোনটি রাষ্ট্রের মুখ্য কাজ?
[ক] বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন
[খ] পানীয় জলের সুব্যবস্থা
✅ দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা
[ঘ] প্রতিষেধক টিকা প্রদান
৬. তথ্য অধিকার আইনে কোন স্বাধীন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে?
[ক] তথ্য অধিকার আইন
[খ] তথ্য প্রাপ্তি আইন
[গ] তথ্য মন্ত্রণালয়
✅ তথ্য কমিশন
৭. নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ কোনটি?
[ক] সংবিধানের প্রাধান্য
[খ] শাসন বিভাগের প্রাধান্য
✅ আইনের প্রাধান্য
[ঘ] বিচার বিভাগের প্রাধান্য
৮. রাষ্ট্রের উপাদান কয়টি?
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি
৯. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
✅ এরিস্টটল
[খ] জন লক
[গ] ম্যাকাইভার
[ঘ] রুশো
১০. আইনসভা কিসের উপর লক্ষ্য রেখে আইন সংশোধন করে থাকে?
[ক] বিচারকের
✅ জনগণের
[গ] প্রশাসনের
[ঘ] উন্নয়নের
১১. নিচের কোনটির সাথে রাষ্ট্রের নিবিড় সম্পর্ক রয়েছে?
[ক] সরকারের
✅ জনগণের
[গ] আইন বিভাগের
[ঘ] শাসন বিভাগের
১২. “স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।”- উক্তিটি কার?
[ক] গার্নার
[খ] গেটেল
[গ] ম্যাকাইভার
✅ এরিস্টটল
১৩. আইনের উৎস কয়টি?
[ক] ৫টি
✅ ৬টি
[গ] ৭টি
[ঘ] ৮টি
১৪. রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা হচ্ছে-
[ক] নির্দিষ্ট ভূখণ্ড
[খ] জনসমষ্টি
✅ সার্বভৌমত্ব
[ঘ] সরকার
১৫. ‘H’ দেশের সরকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের জন্য একটি যাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এটি রাষ্ট্রের কী ধরনের কাজ?
✅ ঐচ্ছিক
[খ] অপরিহার্য
[গ] মুখ্য
[ঘ] প্রাথমিক
১৬. বাংলাদেশ সরকার তথ্য অধিকার আইন জারি করেন-
[ক] ৬ এপ্রিল ২০০৯
[খ] ৫ এপ্রিল ২০১৪
[গ] ৯ সেপ্টেম্বর ২০১৪
✅ ৫ এপ্রিল ২০০৯
১৭. সার্বভৌমত্ব কী?
✅ সরকারের চূড়ান্ত ক্ষমতা
[খ] রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা
[গ] রাষ্ট্রপতির চূড়ান্ত ক্ষমতা
[ঘ] প্রধানমন্ত্রীর চূড়ান্ত ক্ষমতা
১৮. “স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র”- উক্তিটি কার?
[ক] অধ্যাপক গার্নার
[খ] অধ্যাপক গেটেল
✅ এরিস্টটল
[ঘ] ম্যাকাইভার
১৯. শাসকগোষ্ঠীর পরিবর্তন রাষ্ট্রের কোন উপাদানের স্থায়িত্বকে নষ্ট করে না?
[ক] জনসমষ্টি
[খ] নির্দিষ্ট ভূখণ্ড
[গ] সরকার
✅ সার্বভৌমত্ব
২০. ইসলামিক রাষ্ট্রের আইন প্রধানত কোরআন ও শরিয়ার উপর নির্ভরশীল। এক্ষেত্রে আইনের কোন উৎসকে প্রাধান্য দেয়া হয়?
[ক] প্রথা
✅ ধর্ম
[গ] ন্যায়বোধ
[ঘ] আইনসভা
২১. রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি?
[ক] জনসমষ্টি
[খ] নির্দিষ্ট ভূখণ্ড
[গ] সরকার
✅ সার্বভৌমত্ব
২২. জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রদান রাষ্ট্রের কোন ধরনের কাজ?
[ক] অপরিহার্য
[খ] আবশ্যিক
[গ] সামাজিক
✅ কল্যাণমূলক
২৩. আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস হলো-
[ক] ধর্ম
[খ] আইনসভা
[গ] ন্যায়বোধ
✅ প্রথা
২৪. রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান কোনটি?
[ক] সার্বভৌমত্ব
✅ সরকার
[গ] জনসমষ্টি
[ঘ] নির্দিষ্ট ভূখণ্ড
২৫. ‘রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ- কে বলেছেন?
[ক] ম্যাকাইভার
✅ অধ্যাপক গার্নার
[গ] এরিস্টটল
[ঘ] ই. এম. হোয়াইট
২৬. রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি প্রধান উৎসের কথা বলেছেন?
[ক] ৫
✅ ৬
[গ] ৭
[ঘ] ৮
২৭. ‘The Modern State’ বইটির লেখক কে?
[ক] এরিস্টটল
✅ ম্যাকাইভার
[গ] গার্নার
[ঘ] গেটেল
২৮. “রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ”-কে বলেছেন?
[ক] প্লেটো
[খ] টি. এইচ. গ্রিণ
[গ] ই. এম. হোয়াইট
✅ অধ্যাপক গার্নার
২৯. আধুনিক যুগে আইনের প্রধান উৎস কী?
[ক] প্রথা
[খ] ধর্ম
[গ] ন্যায়বোধ
✅ আইনসভা
৩০. প্রাচীন ও মধ্যযুগে কোন প্রতিষ্ঠান ঈশ্বরের সৃষ্টি মনে করা হতো?
✅ রাষ্ট্র
[খ] সমাজ
[গ] পরিবার
[ঘ] শিক্ষা প্রতিষ্ঠান
৩১. স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র- কে বলেছেন?
[ক] অধ্যাপক গার্নার
[খ] অধ্যাপক গেটেল
[গ] ম্যাকাইভার
✅ এরিস্টটল
৩২. রাষ্ট্রের উৎপত্তির পেছনে প্রাথমিক কারণ কোনটি?
[ক] দুর্যোগ থেকে রক্ষা
[খ] রাজনীতি চর্চা করা
[গ] সকলের সাথে সদ্ভাব
✅ ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা
৩৩. এরিস্টটল কোন বিজ্ঞানের জনক?
[ক] সমাজবিজ্ঞান
✅ রাষ্ট্রবিজ্ঞান
[গ] মনোবিজ্ঞান
[ঘ] দর্শন শাস্ত্র
৩৪. রাষ্ট্রের উদ্ভব হয়েছে কোথা হতে?
✅ ঐক্যবাদী হওয়ার ইচ্ছা থেকে
[খ] আর্থিক সামর্থ্য থেকে
[গ] রাজনৈতিক দলের সমন্বয়ে
[ঘ] ভৌগোলিক কাঠামো থেকে
৩৫. অধ্যাপক গার্নারের ‘রাষ্ট্রের’ সংজ্ঞায় একটি রাষ্ট্রের কতটি উপাদানের নাম উল্লেখ আছে?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫
৩৬. রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন কে?
[ক] এরিস্টটল
[খ] ম্যাকাইভার
✅ গার্নার
[ঘ] গেটেল
৩৭. স্যানম্যারিনো রাষ্ট্রের জনসংখ্যা কত?
[ক] চৌদ্দ হাজার
✅ বিশ হাজার
[গ] পঁচিশ হাজার
[ঘ] ত্রিশ হাজার
৩৮. চৌদ্দ হাজার জনসংখ্যাবিশিষ্ট রাষ্ট্র কোনটি?
[ক] স্যানম্যারিনো
✅ মোনাকো
[গ] দারুস সালাম
[ঘ] ব্রুনাই
৩৯. নিচের কোন উপাদানটি রাষ্ট্রকে অন্য রাষ্ট্র হতে পৃথক করে?
✅ ভূখণ্ড
[খ] সরকার
[গ] জনসমষ্টি
[ঘ] সার্বভৌমত্ব
৪০. সার্বভৌমত্ব বলতে কী বোঝায়?
[ক] সকলের অংশগ্রহণ
✅ রাষ্ট্রের চরম ক্ষমতা
[গ] সরকারি ক্ষমতা
[ঘ] রাষ্ট্রের আইন
৪১. ‘সার্বভৌম’ শব্দ দ্বারা কেমন ক্ষমতাকে বোঝায়?
[ক] সামরিক
[খ] স্থায়ী
✅ চরম ও চূড়ান্ত
[ঘ] অলীক
৪২. কোন ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করেছে?
[ক] সরকারি
[খ] বেসরকারি
✅ সার্বভৌম
[ঘ] সামরিক
৪৩. রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে কে?
[ক] জনগণ
[খ] সংগঠন
✅ কেন্দ্রীয় কর্তৃপক্ষ
[ঘ] রাষ্ট্রের বিভাগসমূহ
৪৪. The Modern State-গ্রন্থটির লেখক কে?
[ক] গার্নার
[খ] এরিস্টটল
[গ] লাস্কি
✅ ম্যাকাইভার
৪৫. জাতীয় নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের কোন ধরনের কাজ?
[ক] ঐচ্ছিক
[খ] কল্যাণমূলক
✅ মুখ্য
[ঘ] সাধারণ
৪৬. বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ?
✅ অপরিহার্য
[খ] ঐচ্ছিক
[গ] গৌণ
[ঘ] কল্যাণমূলক
৪৭. রাষ্ট্রের মৌলিক কাজ কোনটি?
✅ আইনের শাসন প্রতিষ্ঠা
[খ] জনগণকে শিক্ষিত করা
[গ] রাষ্ট্রীয় সম্পদ বৃদ্ধি করা
[ঘ] অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা
৪৮. কিরূপ রাষ্ট্রের ঐচ্ছিক কার্য্যাবলি বেশি বিস্তৃত?
[ক] উন্নয়নশীল
[খ] অনুন্নত
✅ অর্থনৈতিকভাবে উন্নত
[ঘ] প্রতিরক্ষায় সমৃদ্ধ
৪৯. রাষ্ট্রের সামাজিক নিরাপত্তামূলক কাজ কোনটি?
✅ পেনশন প্রদান
[খ] ন্যূনতম সঠিক মজুরি নির্ধারণ
[গ] কাজের পরিবেশ সৃষ্টি
[ঘ] প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি
৫০. ঈরঃরুবহ শব্দের অর্থ কী?
[ক] শহরের বাসিন্দা
[খ] ন্যায়ের মানুষ
✅ নাগরিক
[ঘ] গণমানুষ
৫১. হ্যারল্ড জে লাস্কি কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] ফ্রান্স
[গ] ইতালি
✅ ব্রিটেন
৫২. নাগরিকের প্রধান কর্তব্য কী?
[ক] আইন মেনে চলা
[খ] সংবিধান মেনে চলা
✅ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
[ঘ] আইনের প্রতি সম্মান দেখানো
৫৩. আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন কে?
[ক] হল্যান্ড
✅ উড্রো উইলসন
[গ] অস্টিন
[ঘ] টি. এইচ. গ্রিন
৫৪. হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?
[ক] ২
[খ] ৪
[গ] ৫
✅ ৬
৫৫. আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি?
[ক] ন্যায়বোধ
[খ] রীতিনীতি
[গ] ধর্ম
✅ প্রথা
৫৬. কোন দেশের অধিকাংশ আইনই প্রথা থেকে এসেছে?
[ক] যুক্তরাষ্ট্রের
✅ ব্রিটেনের
[গ] গ্রিসের
[ঘ] গণচীনের
৫৭. আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কোনটি?
[ক] বিচারকের রায়
[খ] ধর্মীয় অনুশাসন
✅ আইনসভা
[ঘ] কেন্দ্রীয় কার্যালয়
৫৮. সুশাসন প্রতিষ্ঠায় কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?
[ক] বিচার বিভাগ
[খ] আইন বিভাগ
[গ] শাসন বিভাগ
✅ আইনের অনুশাসন
৫৯. কোনটি নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ?
[ক] বিচারবিভাগ
[খ] আইনের সাম্য
✅ আইনের প্রাধান্য
[ঘ] আইনসভা
৬০. তথ্য প্রাপ্তির অধিকার বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদের অবিচ্ছেদ্য অংশ?
[ক] ২৯
[খ] ৩১
✅ ৩৯
[ঘ] ৯৩
৬১. বাংলাদেশ সরকার কখন তথ্য অধিকার আইন জারি করে?
[ক] ৫ এপ্রিল, ২০০১
[খ] ১৫ এপ্রিল, ২০০১
✅ ৫ এপ্রিল, ২০০৯
[ঘ] ১৫ এপ্রিল, ২০০৯
৬২. জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে কোন আইন প্রণীত হয়?
[ক] তথ্য আইন
✅ তথ্য অধিকার আইন
[গ] তথ্য কমিশন আইন
[ঘ] প্রতিলিপি অধিকার আইন
৬৩. তথ্য কমিশনে কতজন কমিশনার রয়েছেন?
✅ দুই
[খ] চার
[গ] পাঁচ
[ঘ] তিন
৬৪. বাংলাদেশের অর্থনীতিতে কিসের পরিমাণ ক্রমশ কমে আসছে?
✅ কৃষিজমি
[খ] কৃষিঋণ
[গ] কৃষি উপকরণ
[ঘ] প্রযুক্তি
৬৫. বাংলাদেশের কোন বনভূমির গাছের পাতা একত্রে ফোটেও না’ ঝরেও পড়ে না-
[ক] পাহাড়ি
[খ] ক্রান্তীয় পাতাঝরা
[গ] স্রোতজ
✅ ক্রান্তীয় চিরহরিৎ
৬৬. বাংলাদেশের মোট কত বর্গ কিলোমিটার স্রোতজ বনভূমি রয়েছে?
✅ ৪১৯২ বর্গকিলোমিটার
[খ] ৫১৯২ বর্গকিলোমিটার
[গ] ৬৯২১ বর্গকিলোমিটার
[ঘ] ৩১৯২ বর্গকিলোমিটার
৬৭. বাংলাদেশের বনভূমি কমে যাওয়ার মূল কারণ কোনটি?
[ক] ভূমিধস
[খ] শিল্প-কারখানা নির্মাণে
✅ জনসংখ্যা বৃদ্ধি
[ঘ] জ্বালানি চাহিদা মেটানো
৬৮. নিচের কোনটি পত্র পতনশীল বনভূমির গাছ?
[ক] সুন্দরী
[খ] গেওয়া
✅ ময়না
[ঘ] পশুর
৬৯. নীতু তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে বেড়াতে গিয়ে সেখানকার বনভূমিতে কাঁঠাল, হরীতকী ও নিমগাছ দেখল।
[ক] ম্যানগ্রোভ
[খ] ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল
✅ ক্রান্তীয় পাতাঝরা
[ঘ] গরান
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭০. বাংলাদেশের আইনসভা-
i. জাতীয় সংসদ নামে পরিচিত
ii. দ্বিকক্ষবিশিষ্ট
iii. প্রচলিত আইন সংশোধন করে
নিচের কোনটি সঠিক?
[ক] i, ii ও iii
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i ও iii
৭১. সরকার-
i. রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান
ii. সকল রাষ্ট্রে একই প্রকৃতির হয়
iii. রাষ্ট্রের মস্তিষ্কস্বরূপ
নিচের কোনটি সঠিক?
✅ i ও iii
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭২. নাগরিকের সামাজিক অধিকার-
i. সম্পত্তির অধিকার
ii. চলাফেরার অধিকার
iii. জীবন ধারণের অধিকার
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i ও iii
৭৩. রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডের মতে আইনের উৎস হলো-
i. ন্যায়বোধ
ii. বিচার সংক্রান্ত রায়
iii. সামাজিক দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৪. রাষ্ট্রের ঐচ্ছিক কার্য্যাবলি হলো-
i. রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা
ii. নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষা
iii. জাতীয় নিরাপত্তা রক্ষা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
i. ন্যায়বোধ
ii. বিচার সংক্রান্ত রায়
iii. সামাজিক দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৬. আইনের উৎস-
i. বিচার সংক্রান্ত রায়
ii. বিজ্ঞানসম্মত আলোচনা
iii. দুর্নীতিমুক্ত সমাজ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৭. আইনের শাসন কায়েম হয় না, যখন-
i. বিচার বিভাগের স্বাধীনতা থাকে না
ii. গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় না
iii. সকলের অধিকার সমভাবে সংরক্ষিত হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৮. রাষ্ট্রগঠনের পটভূমিতে রয়েছে-
i. মানুষকে ঐক্যসূত্রে বাধা
ii. মানুষের সমস্যা সমাধান
iii. মানুষের কল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭৯. রাষ্টের মৌলিক কাজ হলো-
i. আইন প্রণয়ন
ii. প্রতিরক্ষা গঠন
iii. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮০. আইনের অনুশাসন হলো-
i. আইনের প্রাধান্য
ii. আইনের দৃষ্টিতে সকলের সাম্য
iii. রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদেটি পড়ে ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও:
একটি বিশেষ শাসন ব্যবস্থায় জনগণই ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে। নির্বাচিত জনপ্রতিনিধিগণ প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তাদের গৃহীত সিদ্ধান্ত কখনও কখনও নতুন আইন হিসেবে চালু হতে পারে।
৮১. অনুচ্ছেদটি কোন শাসন ব্যবস্থার ইঙ্গিত দেয়?
[ক] একনায়কতন্ত্র
✅ গণতন্ত্র
[গ] সমাজতন্ত্র
[ঘ] অভিজাততন্ত্র
৮২. অনুচ্ছেদে বর্ণিত আইনের উৎস কোনটি?
[ক] প্রথা
[খ] ধর্ম
✅ আইনসভা
[ঘ] বিজ্ঞানসম্মত আলোচনা
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও :
বীণা তার পিতার মৃত্যুর পর সম্পদের একটি অংশ পাবে। বড় ভাই রশিদ মিয়া প্রত্যেক ভাইবোনকে বাবার রেখে যাওয়া সম্পত্তি বণ্টনের ব্যবস্থা করেন।
৮৩. রশিদ মিয়া আইনের কোন উৎসটি প্রয়োগ করেছেন?
[ক] ন্যায়বোধ
✅ প্রথা
[গ] বিচার সংক্রান্ত
[ঘ] ধর্ম
৮৪. রশিদ মিয়া যেভাবে সম্পত্তি ভাগ করবেন তাতে বীণা কত অংশ পাবে?
✅ এক ভাইয়ের অর্ধেক
[খ] এক ভাইয়ের এক-তৃতীয়াংশ
[গ] এক ভাইয়ের এক-চতুর্থাংশ
[ঘ] এক ভাইয়ের সমান অংশ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৫. কোনটি সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান? (জ্ঞান)
✅ রাষ্ট্র
[খ] সরকার
[গ] নির্বাচন কমিশন
[ঘ] মন্ত্রণালয়
৮৬. প্রাচীন যুগে রাষ্ট্রকে কী মনে করা হতো? (অনুধাবন)
[ক] অসামরিক প্রতিষ্ঠান
✅ ঈশ্বরের সৃষ্টি
[গ] সংঘ
[ঘ] গোষ্ঠী
৮৭. রাষ্ট্রের উদ্ভব হয়েছে কোথা থেকে? (অনুধাবন)
✅ ঐক্যবাদী হওয়ার ইচ্ছা থেকে
[খ] আর্থিক সামর্থ্য থেকে
[গ] রাজনৈতিক দলের সমন্বয়ে
[ঘ] ভৌগোলিক কাঠামো থেকে
💘 রাষ্ট্রের ধারণা
◈ প্রত্যেক মানুষই বসবাস করে- কোনো না কোনো রাষ্ট্রে।
◈ রাষ্ট্রে বসবাসকারী জনগণকে বলা হয়- ঐ রাষ্ট্রের নাগরিক।
◈ ‘স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র’- এরিস্টটলের মতে।
◈ রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন- অধ্যাপক গার্নার।
◈ চারটি উপাদানের সমন্বয়ে গঠিত হয়- রাষ্ট্র।
◈ রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে- জনসমষ্টি।
◈ রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান- সার্বভৌমত্ব।
◈ সার্বভৌমের আদেশই হলো- আইন।
◈ সার্বভৌম শব্দ দ্বারা বোঝায়- চরম ও চূড়ান্ত ক্ষমতাকে।
◈ একটি দেশ রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না- সার্বভৌমত্ব ক্ষমতা না থাকলে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৮. কোনটি সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান? (জ্ঞান)
✅ রাষ্ট্র
[খ] সরকার
[গ] নির্বাচন কমিশন
[ঘ] মন্ত্রণালয়
৮৯. আদিম মানুষ কীভাবে বসবাস করত? (জ্ঞান)
[ক] অঞ্চলভিত্তিক
[খ] রাষ্ট্রভিত্তিক
✅ গোত্রভিত্তিক
[ঘ] সমাজভিত্তিক
৯০. রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ঐ রাষ্ট্রের কী বলা হয়? (অনুধাবন)
[ক] বুদ্ধিজীবী
✅ নাগরিক
[গ] নাগরিকত্ব
[ঘ] সরকার
৯১. রাষ্ট্রের প্রতি নাগরিকদের কেন দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়? (অনুধাবন)
[ক] ক্ষমতা প্রয়োগের জন্য
[খ] আইনের শাসন প্রতিষ্ঠার জন্য
✅ একটি সুন্দর রাষ্ট্র গড়ার জন্য
[ঘ] সামাজিক স্থিতিশীলতা রক্ষার জন্য
৯২. রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)
✅ রাজনৈতিক
[খ] সামাজিক
[গ] অর্থনৈতিক
[ঘ] সাংস্কৃতিক
৯৩. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? (জ্ঞান)
[ক] গার্নার
[খ] হল্যান্ড
✅ এরিস্টটল
[ঘ] ম্যাকাইভার
৯৪. কার মতে, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের ওপর বলবৎ হয়? (জ্ঞান)
[ক] এরিস্টটল
✅ ম্যাকাইভার
[গ] গার্নার
[ঘ] লাস্কি
৯৫. কোন উপাদানটি রাষ্ট্রকে অন্য রাষ্ট্র হতে পৃথক করে? (অনুধাবন)
[ক] সরকার
✅ ভূখণ্ড
[গ] জনসমষ্টি
[ঘ] সার্বভৌমত্ব
৯৬. জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব কী গঠনের মৌল উপাদান হিসেবে বিবেচ্য হয়? (জ্ঞান)
[ক] সমাজ
[খ] রাজনৈতিক দল
[গ] ধর্মীয় প্রতিষ্ঠান
✅ রাষ্ট্র
৯৭. সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবগতভাবে আনুগত্যশীল বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টি কিসের পরিচয় বহন করে? (জ্ঞান)
[ক] সমাজ
[খ] পরিবার
[গ] রাজনৈতিক দল
✅ রাষ্ট্র
৯৮. চট্টগ্রাম রাষ্ট্র নয় কেন? (অনুধাবন)
[ক] জনসংখ্যা আছে সরকার নেই
[খ] স্থানীয় সরকার আছে সার্বভৌমত্ব নেই
✅ জনসংখ্যা, ভূখণ্ড আছে, সরকার ও সার্বভৌমত্ব নেই
[ঘ] ভূখণ্ড আছে, তবে জনসংখ্যার ঘনত্ব বেশি
৯৯. রাষ্ট্রের উপাদান কোনটি? (জ্ঞান)
[ক] ধর্ম
[খ] নির্বাচন
[গ] ন্যায়বোধ
✅ সার্বভৌমত্ব
১০০. রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি? (জ্ঞান)
[ক] সরকার
[খ] সার্বভৌমত্ব
✅ জনসমষ্টি
[ঘ] নির্দিষ্ট ভূখণ্ড
১০১. ভারতের জনসংখ্যা কত? (জ্ঞান)
[ক] ৮০ কোটির উপরে
[খ] ৮০ কোটির নিচে
✅ ১০০ কোটির উপরে
[ঘ] ১০০ কোটির নিচে
১০২. নিচের কোনটি ক্ষুদ্র রাষ্ট্র? (জ্ঞান)
[ক] ভারত
[খ] চীন
[গ] কানাডা
✅ মোনাকো
১০৩. সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সংস্থা কোনটি? (জ্ঞান)
[ক] পরিবার
✅ রাষ্ট্র
[গ] ধর্ম প্রতিষ্ঠান
[ঘ] শিক্ষা প্রতিষ্ঠান
১০৪. আয়তনে বড় রাষ্ট্র কোনটি? (জ্ঞান)
[ক] সুইজারল্যান্ড
[খ] ব্রুনাই
[গ] ভারত
✅ রাশিয়া
১০৫. বাংলাদেশ ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে কত সালে স্থান পায়? (জ্ঞান)
[ক] ১৯৫২
[খ] ১৯৬৬
[গ] ১৯৬৯
✅ ১৯৭১
১০৬. রাষ্ট্র গঠনের তৃতীয় অপরিহার্য উপাদান কোনটি? (জ্ঞান)
[ক] নির্দিষ্ট ভূখণ্ড
[খ] সার্বভৌমত্ব
✅ সরকার
[ঘ] জনসমষ্টি
১০৭. রাষ্ট্র পরিচালনার জন্য কয়টি বিভাগ থাকে? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
১০৮. সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের কোন ধরনের উপাদান? (জ্ঞান)
✅ মুখ্য
[খ] অপরিহার্য
[গ] গৌণ
[ঘ] ঐচ্ছিক
১০৯. কোনটি প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়? (জ্ঞান)
[ক] জনসমষ্টি
[খ] নির্দিষ্ট ভূখণ্ড
✅ সার্বভৌমত্ব
[ঘ] সরকার
১১০. সার্বভৌমত্বের আদর্শ কী? (জ্ঞান)
✅ আইন
[খ] বিচার
[গ] শাসন
[ঘ] স্বাধীনতা
১১১. সার্বভৌম ক্ষমতার কয়টি দিক আছে? (জ্ঞান)
✅ ২
[গ] ৩
[ক] ৪
[ঘ] ৫
১১২. কামরুল চায় তার দেশ বহিঃশক্তির আক্রমণ থেকে মুক্ত থাকুক। এজন্য তার রাষ্ট্রের কী প্রয়োজন? (প্রয়োগ)
✅ সার্বভৌমত্ব
[খ] জনসমষ্টি
[গ] সরকার
[ঘ] নির্দিষ্ট ভূখণ্ড
১১৩. ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারেনি কেন? (অনুধাবন)
[ক] জনসংখ্যার অভাব ছিল
[খ] নির্দিষ্ট ভূখণ্ড ছিল না
✅ সার্বভৌমত্ব ছিল না
[ঘ] সরকার ছিল না
১১৪. কাশ্মীর ভারতের একটি অঙ্গরাজ্য। এখানে সরকার আছে, ভূমি আছে, জনসংখ্যা রয়েছে। কাশ্মীরের জনগণ দীর্ঘদিন যাবত স্বাধীন রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে কিন্তু পারছে না। কাশ্মীরের জনগণের স্বাধীন রাষ্ট্র কায়েম করতে না পারার কারণ কী? (প্রয়োগ)
[ক] ভূখণ্ড আলাদা নয়
[খ] সরকার দেশ চালাতে পারে না
✅ সার্বভৌম ক্ষমতা নেই
[ঘ] জনসংখ্যা অল্প
১১৫. রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কার দ্বারা বাস্তবায়িত হয়? (অনুধাবন)
[ক] রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] আইনসভা
✅ সরকার
১১৬. আরিফ বাধ্যতামূলকভাবে একটি বৃহৎ ভৌগোলিক প্রতিষ্ঠানের সদস্য। সে চাইলেও এ প্রতিষ্ঠানের সদস্যপদ ত্যাগ করতে পারে না। সে নিচের কোন প্রতিষ্ঠানের সদস্য? (প্রয়োগ)
[ক] সংঘ
[খ] পাড়ার ক্লাব
✅ রাষ্ট্র
[ঘ] গির্জা
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৭. রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান- (অনুধাবন)
i. প্রাচীন যুগ
ii. মধ্যযুগে
iii. শিল্পযুগে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১৮. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রকে ব্যাখ্যা করেছেন- (অনুধাবন)
i. সর্বজনীন কল্যাণ সাধনকারী প্রতিষ্ঠান বলে
ii. মানুষের স্বাধীনতা বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে
iii. মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৯. রাষ্ট্রের উদ্ভব হয়েছে জনসমষ্টির- (অনুধাবন)
i. পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা হতে
ii. ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা হতে
iii. পারস্পরিক সম্পর্ক হতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১২০. নির্দিষ্ট ভূখণ্ড বলতে বোঝায় রাষ্ট্রের- (অনুধাবন)
i. স্থলভাগ
ii. জলভাগ
iii. আকাশসীমা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২১. জনসংখ্যা একশ কোটির উপরে- (অনুধাবন)
i. স্যানম্যারিনোর
ii. ভারতের
iii. গণচীনের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১২২.
চিত্রে রাষ্ট্রের যেসব উপাদান অনুপস্থিত তা হলো - (প্রয়োগ)
i. সরকার
ii. বিচার বিভাগ
iii. সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৩. যেসব বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয় তা হলো- (অনুধাবন)
i. বিচার বিভাগ
ii. শাসন বিভাগ
iii. আইন বিভাগ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২৪. সার্বভৌম শব্দ দ্বারা বোঝায়- (অনুধাবন)
i. চরম ক্ষমতা
ii. চূড়ান্ত ক্ষমতা
iii. ক্ষমতাহীনতা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৫. সরকার বলতে ব্যাপক অর্থে তাদেরকে বোঝায় যারা- (অনুধাবন)
i. প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে
ii. পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে
iii. অভ্যন্তরীণভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৬. অভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়- (অনুধাবন)
i. আন্তর্জাতিক সংস্থার ওপর
ii. সকল ব্যক্তির ওপর
iii. সকল প্রতিষ্ঠানের ওপর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৭. সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে- (অনুধাবন)
i. রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়
ii. রাষ্ট্র অন্যান্য সংস্থা থেকে পৃথক হয়
iii. সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২৮. জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে- (অনুধাবন)
i. জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে
ii. সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে
iii. সাংবিধানিকভাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download
নিচের ছকটি দেখে ১২৯ ও ১৩০ নং প্রশ্নের উত্তর দাও :
১২৯. ‘?’ চিহ্নিত স্থানে কোনটি বসবে? (প্রয়োগ)
[ক] মন্ত্রিপরিষদ
[খ] আইনবিভাগ
✅ সার্বভৌমত্ব
[ঘ] বিচার বিভাগ
১৩০. উক্ত বিষয়টির মাধ্যমে-
i. রাষ্ট্র গঠিত হয়
ii. রাষ্ট্র অন্যান্য সংস্থা থেকে পৃথক হয়
iii. বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত থাকে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💘 রাষ্ট্রের কার্য্যাবলি
◈ মানবজীবনের সামগ্রিক কল্যাণ সাধনই হলো- রাষ্ট্রের কাজ।
◈ রাষ্ট্র প্রধানত ভূমিকা পালন করে থাকে- দুই ধরনের।
◈ ‘আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ’- আর এম ম্যাকাইভারের মতে।
◈ রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা- অপরিহার্য কাজ।
◈ The Modern State গ্রন্থের লেখক- আর এম ম্যাকাইভার।
◈ রাষ্ট্রের স্থল, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গড়ে উঠে- প্রতিরক্ষা ব্যবস্থা।
◈ আইন প্রণয়ন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের- মৌলিক কাজ।
◈ বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি ও সম্প্রসারণ- রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কাজ।
◈ জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা হলো- রাষ্ট্রের ঐচ্ছিক কাজ।
◈ প্রতিনিয়ত রাষ্ট্রকে মোকাবিলা করতে হয়- নতুন নতুন চ্যালেঞ্জ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩১. বিশ্লেষকদের মতে, রাষ্ট্র প্রধানত কয় ধরনের ভূমিকা পালন করে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
১৩২. আধুনিক রাষ্ট্রের কার্য্যাবলিকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
১৩৩. রাষ্ট্রের অপরিহার্য কাজ কোনটি? (জ্ঞান)
[ক] শিক্ষা
[খ] সড়ক উন্নয়ন
[গ] শ্রমিক কল্যাণ
✅ স্বাধীনতা রক্ষা
১৩৪. ‘আইনশৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ’- কে বলেছেন? (জ্ঞান)
[ক] গার্নার
✅ ম্যাকাইভার
[গ] এরিস্টটল
[ঘ] হল্যান্ড
১৩৫. নাগরিকের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধানে রাষ্ট্রের করণীয় কী? (জ্ঞান)
✅ অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা
[খ] শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণ
[গ] শ্রম আদালত স্থাপন
[ঘ] সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তন
১৩৬. রাষ্ট্রের মুখ্য কাজ কোনটি? (জ্ঞান)
[ক] শিক্ষা বিস্তার
[খ] পেনশন প্রদান
✅ জীবনের নিরাপত্তা বিধান
[ঘ] জাদুঘর প্রতিষ্ঠা
১৩৭. আধুনিককালে প্রতিটি স্বাধীন রাষ্ট্রই শক্তিশালী কী গড়ে তুলেছে? (জ্ঞান)
[ক] সেনাবাহিনী
✅ প্রতিরক্ষাবাহিনী
[গ] নৌবাহিনী
[ঘ] বিমানবাহিনী
১৩৮. কিসের মাধ্যমে এদেশে আইন প্রণীত হয়? (জ্ঞান)
[ক] রাষ্ট্রের প্রচলিত প্রথার
✅ রাষ্ট্রীয় আইনসভার
[গ] সংবিধানের
[ঘ] রাষ্ট্রের প্রচলিত রীতির
১৩৯. রাষ্ট্রের দৈনন্দিন কার্য্যাবলি সম্পাদন, নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেক রাষ্ট্রে কী গড়ে ওঠে? (জ্ঞান)
[ক] আইন বিভাগ
[খ] বিচার বিভাগ
[গ] কেন্দ্রীয় প্রশাসন
✅ প্রশাসনিক কাঠামো
১৪০. অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রাষ্ট্র পরিচালনায় অর্থ সংগ্রহ ও বণ্টন ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের কোন ধরনের কাজ? (অনুধাবন)
✅ মুখ্য
[খ] ঐচ্ছিক
[গ] কল্যাণমূলক
[ঘ] গৌণ
১৪১. বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রই নিজেদের কিরূপ রাষ্ট্র হিসেবে দাবি করে? (জ্ঞান)
✅ কল্যাণমূলক
[খ] শক্তিশালী
[গ] উন্নত
[ঘ] শ্রেষ্ঠ
১৪২. জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের কাজগুলোকে কী বলে? (জ্ঞান)
✅ গৌণ কাজ
[খ] মুখ্য কাজ
[গ] আদর্শ কাজ
[ঘ] কল্যাণকামী কাজ
১৪৩. কোনটি রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ? (জ্ঞান)
[ক] জনসাধারণের স্বাস্থ্যসেবা দান
[খ] জনসাধারণের খাদ্য নিরাপত্তা দান
[গ] জনসাধারণের সামাজিক নিরাপত্তা দান
✅ জনসাধারণকে শিক্ষিত করে তোলা
১৪৪. রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কী? (জ্ঞান)
[ক] পরিশ্রমী জনগোষ্ঠী
✅ শিক্ষিত জনগোষ্ঠী
[গ] পোশাক শিল্প
[ঘ] প্রাকৃতিক সম্পদ
১৪৫. শিক্ষা বিস্তার ও জনস্বাস্থ্য রক্ষা করা রাষ্ট্রের কোন ধরনের কাজ? (জ্ঞান)
[ক] মুখ্য
[খ] সাধারণ
✅ ঐচ্ছিক
[ঘ] অপরিহার্য
১৪৬. জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় এবং বিদ্যমান বিভিন্ন বৈষম্য ও কুপ্রথা দূরীকরণে রাষ্ট্র কিরূপ ভূমিকা পালন করে? (জ্ঞান)
[ক] অর্থনৈতিক
✅ সামাজিক
[গ] রাজনৈতিক
[ঘ] প্রশাসনিক
১৪৭. রাসেল তার দাঁত ব্যথার কারণে সরকারি দাতব্য চিকিৎসালয়ে গেল। সেখানে সে বিনা খরচে চিকিৎসা পেল। এটা রাষ্ট্রের কেমন কাজ? (প্রয়োগ)
[ক] নৈতিক
[খ] মুখ্য
[গ] অপরিহার্য
✅ স্বাস্থ্যসেবামূলক
১৪৮. বর্তমান বিশ্বে কোনটির ক্ষেত্রে ব্যাপক বিপ্লব সংঘটিত হয়েছে?
✅ যোগাযোগ ব্যবস্থা
[খ] নেটওয়ার্কিং(জ্ঞান)
[গ] চাকরি
[ঘ] ব্যবসায়
১৪৯. রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কাজ কোনটি? (অনুধাবন)
[ক] রাস্তা নির্মাণ
[খ] সেতু বিনির্মাণ
[গ] বিমান যোগাযোগ স্থাপন
✅ জনগণের অধিকার রক্ষা করা
১৫০. বেকার ভাতা প্রদান কোন রাষ্ট্র্রের বৈশিষ্ট্য? (জ্ঞান)
✅ কল্যাণমূলক
[খ] গণতান্ত্রিক
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
১৫১. কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ? (জ্ঞান)
[ক] প্রতিরক্ষা বাহিনী গঠন
[খ] আইন প্রণয়ন করা
✅ বেকার ভাতা প্রদান
[ঘ] পররাষ্ট্রবিষয়ক কাজ
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫২. রাষ্ট্রের ঐচ্ছিক কাজ- (অনুধাবন)
i. শিক্ষাবিস্তার
ii. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
iii. চুক্তি সম্পাদন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৩. রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক অপরিহার্য কাজ- (অনুধাবন)
i. প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা
ii. আঞ্চলিক কোর্ট গঠন
iii. শিক্ষা বিস্তার
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৪. শ্রমিকদের কল্যাণের জন্য রাষ্ট্রের করণীয়- (অনুধাবন)
i. কাজের সময় নির্ধারণ
ii. সঠিক মজুরি নির্ধারণ
iii. কাজের পরিবেশ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৫. রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। উক্তিটি প্রমাণ করে- (উচ্চতর দক্ষতা)
i. দুর্নীতি পরায়ণতা রোধ করা
ii. জনগণের স্বাধীনতা রক্ষা করা
iii. বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৬. রাষ্ট্রের প্রধান কাজ হলো- (অনুধাবন)
i. জনগণকে আইন মানতে বাধ্য করা
ii. সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা
iii. অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৭. যেগুলো ব্যবহারের ফলে বিশ্বের পারস্পরিক যোগাযোগ অনেক বেড়ে গেছে- (অনুধাবন)
i. নেটওয়ার্কিং
ii. ইন্টারনেট
iii. তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৮. প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে- (অনুধাবন)
i. নৌ বাহিনীর সমন্বয়ে
ii. স্থল বাহিনীর সমন্বয়ে
iii. বিমান বাহিনীর সমন্বয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৯. রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব প্রশাসনিক কাঠামোর- (অনুধাবন)
i. কাজ তদারক
ii. কর্মকর্তাদের নিয়োগ
iii. কর্মবণ্টন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬০. দেশের অবকাঠামোগত উন্নয়নের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. খেলার মাঠ প্রতিষ্ঠা
ii. বিমান যোগাযোগ স্থাপন
iii. সেতু বিনির্মাণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬১. দেশের উত্তরাঞ্চলের সাথে সহজ যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ করা হয়, এ ধরনের নির্মাণকাজ মূলত রাষ্ট্রের- (প্রয়োগ)
i. অপরিহার্য কাজ
ii. ঐচ্ছিক কাজ
iii. যোগাযোগ রক্ষামূলক কাজ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬২. রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য- (অনুধাবন)
i. শ্রমনীতিমালা প্রণয়ন
ii. কাজের পরিবেশ সৃষ্টি
iii. নাগরিক সুবিধা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৩. রাষ্ট্রের উন্নয়নমূলক ও জনহিতকর কাজ হলো- (অনুধাবন)
i. বনায়ন কর্মসূচি
ii. কর্মসংস্থান সৃষ্টি
iii. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৪ ও ১৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
এ বছর বন্যায় ‘H’ জেলার জনগণের প্রচুর ক্ষতি হয়। নদীভাঙনে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। সরকার ভুক্তভোগীদের মধ্যে নানা রকম ত্রাণ সামগ্রী বিতরণ করে।
১৬৪. অনুচ্ছেদে উল্লিখিত জনগণের বিপদে ত্রাণসামগ্রী বিতরণ সরকারের কোন ধরনের কাজ? (প্রয়োগ)
[ক] মুখ্য
✅ গৌণ
[গ] নিয়ন্ত্রণমূলক
[ঘ] বাধ্যতামূলক
১৬৫. অনুচ্ছেদে উল্লিখিত মানুষের এ ধরনের কষ্ট থেকে পরিত্রাণের জন্য সরকারের উচিত- (উচ্চতর দক্ষতা)
i. বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা
ii. নিরাপদ আশ্রয়কেন্দ্র স্থাপন করা
iii. ছিটমহল সমস্যার সমাধান করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 নাগরিকের ধারণা : নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য
◈ রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক- অত্যন্ত নিবিড়।
◈ ল্যাটিন শব্দ ঈরারপং থেকে উৎপত্তি হয়- ঈরঃরুবহ বা নাগরিক শব্দটির।
◈ বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে উৎপত্তি ঘটেছে- জাতীয় রাষ্ট্রের।
◈ নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা।
◈ পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু হলো- নাগরিকত্ব ও রাষ্ট্র।
◈ সাধারণত নাগরিক শব্দটি দ্বারা বোঝায়- নগরে বসবাসরত অধিবাসীকে।
◈ ভিন্নমতকে মুল্যায়ন ও সম্মান করার মধ্য দিয়ে অর্জন করা সম্ভব- জাতীয় সংহতি।
◈ পরস্পর নির্ভরশীল ও পরিপূরক- অধিকার ও কর্তব্য।
◈ নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য হলো- ভোট দেওয়া।
◈ প্রত্যেক নাগরিকের মধ্যে থাকতে হবে- দেশপ্রেম।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬৬. রাষ্ট্র গঠনের পূর্বশর্ত কোনটি? (জ্ঞান)
✅ জনসমষ্টি
[খ] আইন বিভাগ
[গ] বিচার বিভাগ
[ঘ] শাসন বিভাগ
১৬৭. নাগরিকদের সঙ্গে কার সম্পর্ক নিবিড়? (জ্ঞান)
[ক] সমাজের
[খ] গ্রামের
✅ রাষ্ট্রের
[ঘ] সরকারের
১৬৮. “যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়”-উক্তিটি কার? (জ্ঞান)
[ক] গেটেলের
[খ] গার্নারের
✅ হ্যারণ্ড জে. লাস্কির
[ঘ] এরিস্টটলের
১৬৯. নাগরিক কাকে বলে? (জ্ঞান)
[ক] যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে
[খ] যে রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করে
[গ] যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে
✅ যে স্থায়ীভাবে রাষ্ট্রে বসবাস ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে
১৭০. পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু কী? (জ্ঞান)
✅ নাগরিকত্ব ও রাষ্ট্র
[খ] সরকার ও রাষ্ট্র
[গ] নাগরিকত্ব ও নাগরিক
[ঘ] নগর রাষ্ট্র
১৭১. শব্দগত অর্থে নাগরিক বলতে কী বোঝায়? (জ্ঞান)
[ক] গ্রামের অধিবাসী
[খ] দেশের অধিবাসী
✅ নগরের অধিবাসী
[ঘ] নগরের কর্মকর্তা
১৭২. “সেই ব্যক্তিই নাগরিক যে নগররাষ্ট্রের শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে”- এটা কার মত? (জ্ঞান)
[ক] প্লেটো
[খ] ই. এম. হোয়াইট
✅ এরিস্টটল
[ঘ] বার্জেস
১৭৩. X নামক রাষ্ট্র দাস ও নারীদের নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করেনি। X রাষ্ট্রের সাথে নিচের কোনটির সাদৃশ্য আছে? (প্রয়োগ)
[ক] ল্যাটিন রাষ্ট্র
[খ] ব্রিটিশ রাষ্ট্র
✅ গ্রিক রাষ্ট্র
[ঘ] ইন্ডিয়ান রাষ্ট্র
১৭৪. বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে কিসের উৎপত্তি ঘটেছে? (জ্ঞান)
[ক] ডোমিনিয়নের
[খ] আন্তর্জাতিক রাষ্ট্রের
[গ] আন্তর্জাতিক জোটের
✅ জাতীয় রাষ্ট্রের
১৭৫. কার মতে, নাগরিক হচ্ছে রাজনৈতিক সমাজের সেইসব সদস্য, যারা উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকেন এবং সে সমাজ থেকে সকলে সুযোগ-সুবিধা লাভের অধিকারী হন? (জ্ঞান)
✅ অধ্যাপক গেটেল
[খ] অধ্যাপক গার্নার
[গ] লাস্কি
[ঘ] এরিস্টটল
১৭৬. নাগরিকতার মূল লক্ষ্য হিসেবে কোনটি যৌক্তিক? (উচ্চতর দক্ষতা)
[ক] সর্বজনীন ভ্রাতৃত্ব
[খ] বিশ্বভ্রাতৃত্ব
[গ] সর্বজনীন কল্যাণ
✅ সার্বিক অধিকার ভোগ
১৭৭. নাগরিককে কোনটির ব্যাপারে তাকে সর্বদা সজাগ থাকতে হবে? (জ্ঞান)
✅ রাষ্ট্রের নিরাপত্তা
[খ] রাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক
[গ] রাষ্ট্রের আইনশৃঙ্খলা
[ঘ] রাষ্ট্রের অবকাঠামো
১৭৮. কেউ আইন অমান্য করলে সমাজে কী দেখা দেয়? (জ্ঞান)
✅ বিশৃঙ্খলা
[খ] দুর্যোগ
[গ] বিপর্যয়
[ঘ] সন্ত্রাস
১৭৯. সততা ও সুবিবেচনার সাথে ভোট দেয়া নাগরিকের কিরূপ দায়িত্ব ও কর্তব্য? (জ্ঞান)
[ক] নৈতিক
[খ] সামাজিক
[গ] প্রধান
✅ পবিত্র
১৮০. রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কোনটি? (জ্ঞান)
[ক] বাণিজ্য শুল্ক
[খ] বৈদেশিক রেমিটেন্স
✅ নাগরিকের প্রদেয় কর ও খাজনা
[ঘ] বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান
১৮১. আহসান অন্যের মতকে মূল্যায়ন এবং সম্মান করে। এর মাধ্যমে কী অর্জন করা সম্ভব? (প্রয়োগ)
✅ জাতীয় সংহতি
[খ] জাতীয় শান্তি
[গ] ব্যক্তিত্বের বিকাশ
[ঘ] আন্তর্জাতিক অগ্রগতি
১৮২. রাষ্ট্রের বেআইনি কোনো কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাগরিকের কোন ধরনের দায়িত্ব? (জ্ঞান)
[ক] পবিত্র
[খ] ধর্মীয়
✅ নৈতিক
[ঘ] মৌলিক
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮৩. নাগরিকের কর্তব্য হলো- (অনুধাবন)
i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা
ii. কর প্রদান করা
iii. সেবামূলক কাজে অংশগ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮৪. সরকার কর ধার্য করে- (অনুধাবন)
i. রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার জন্য
ii. প্রতিরক্ষার জন্য
iii. উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮৫. নাগরিকের সততা, কাজে একাগ্রতা ও নিষ্ঠার ওপর নির্ভর করে সরকারের- (অনুধাবন)
i. উন্নতি
ii. অবনতি
iii. সফলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৬. রাষ্ট্রের মঙ্গল ও কল্যাণ সাধনের জন্য নাগরিককে বিবেকবান হতে হবে। প্রকৃতপক্ষে বিবেকবান নাগরিকের প্রয়োজন রয়েছে- (অনুধাবন)
i. রাষ্ট্রের প্রতি কর্তব্য ও দায়িত্ব পালনের জন্য
ii. প্রবাসীদের প্রতি কর্তব্য পালনের জন্য
iii. সমাজসেবা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৭. বৃহৎ অর্থে, নাগরিক বলতে তাদেরকে বোঝায় যারা- (অনুধাবন)
i. রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে
ii. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে
iii. সরাসরি রাষ্ট্রের শাসন কাজে অংশগ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৮. আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে বলা যায়- (অনুধাবন)
i. নাগরিক সুবিধা সকলেই ভোগ করে
ii. রাষ্ট্রগুলো আয়তনে অনেক বড়
iii. জনসংখ্যা কম থাকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৯. নাগরিকদের সর্বদা সজাগ থাকতে হবে- (অনুধাবন)
i. রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য
ii. নিজের সুবিধা আদায়ের জন্য
iii. রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯০. নাগরিকের অন্যতম দায়িত্ব হলো- (অনুধাবন)
i. সংবিধান মেনে চলা
ii. আইনের প্রতি সম্মান দেখানো
iii. সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯১ ও ১৯২ নং প্রশ্নের উত্তর দাও :
নাদিম বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করে। সে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং রাষ্ট্রের কল্যাণ সাধনে ভূমিকা রাখে।
১৯১. নাদিমকে কী বলে অভিহিত করা যায়? (প্রয়োগ)
✅ নাগরিক
[খ] শিক্ষক
[গ] চিকিৎসক
[ঘ] আমলা
১৯২. অনুচ্ছেদে বর্ণিত কার্যক্রমের ফলে নাদিম বাংলাদেশের নিকট থেকে ভোগ করবে-
i. রাজনৈতিক অধিকার
ii. সামাজিক অধিকার
iii. অর্থনৈতিক অধিকার
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💘 আইনের ধারণা, বৈশিষ্ট্য উৎস ও প্রয়োজনীয়তা
◈ সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বলে- আইন।
◈ আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন- উড্রো উইলসন।
◈ আইনের ৬টি প্রধান উৎসের কথা বলেছেন- রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড।
◈ আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস- প্রথা।
◈ ইসলামিক রাষ্ট্রের আইন প্রধানত নির্ভরশীল- কুরআন ও শরিয়ার ওপর।
◈ ন্যায়নীতি ও ন্যায়পরাণতা- আইনের একটি প্রকৃষ্ট উৎস।
◈ আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস- আইনসভা।
◈ সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ- আইনের অনুশাসন।
◈ সাধারণভাবে আইনের অনুশাসন প্রকাশ করে- দুইটি ধারণা।
◈ আইনের দৃষ্টিতে সকলেই- সমান।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯৩. আইনের অনুশাসন বলতে প্রধানত কয়টি ধারণাকে বোঝায়? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৪
[গ] ৩
✅ ২
১৯৪. সামাজিক জীবনে যে সকল বিধিবিধান বা রীতিনীতি মানুষ মেনে চলে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] ধর্মীয় আইন
✅ সামাজিক আইন
[গ] আন্তর্জাতিক আইন
[ঘ] রাষ্ট্রীয় আইন
১৯৫. সার্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশ কী নামে পরিচিত? (জ্ঞান)
✅ রাষ্ট্রীয় আইন
[খ] সামাজিক আইন
[গ] ধর্মীয় আইন
[ঘ] অর্থনৈতিক আইন
১৯৬. রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতাসমূহ আইনকে বলেছেন? (জ্ঞান)
[ক] হল্যান্ড
[খ] উড্রো উইলসন
✅ টি. এইচ. গ্রিন
[ঘ] অস্টিন
১৯৭. ‘আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয়’ কার মতে? (জ্ঞান)
[ক] টি. এইচ. গ্রিন
✅ হল্যান্ড
[গ] উড্রো উইলসন
[ঘ] ব্ল্যাকস্টোন
১৯৮. আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ করা হয়- উক্তিটি কার? (জ্ঞান)
✅ উড্রো উইলসনের
[খ] টি. এইচ. গ্রিনের
[গ] অস্টিনের
[ঘ] হল্যান্ডের
১৯৯. কোনটি মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে? (জ্ঞান)
[ক] প্রথা
[খ] ধর্ম
✅ আইন
[ঘ] আইনসভা
২০০. কোনটি আইনের বৈশিষ্ট্য? (জ্ঞান)
[ক] বৈচিত্র্য
[খ] অপরিবর্তনীয়
✅ সার্বজনীন
[ঘ] সর্বব্যাপিতা
২০১. মানুষের ওপর কোনটির প্রভাব অপরিসীম? (জ্ঞান)
[ক] প্রথা
✅ ধর্ম
[গ] মূল্যবোধ
[ঘ] ন্যায়বোধ
২০২. কোন রাষ্ট্রের ধর্মীয় বিধানই রাষ্ট্রীয় আইন হিসেবে বিবেচিত হয়? (জ্ঞান)
[ক] সমাজতান্ত্রিক
[খ] গণতান্ত্রিক
[গ] প্রজাতান্ত্রিক
✅ ধর্মভিত্তিক
২০৩. বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দুরা কোন আইন মেনে চলে? (জ্ঞান)
[ক] সামাজিক
✅ ধর্মীয়
[গ] রাষ্ট্রীয়
[ঘ] প্রচলিত
২০৪. অ্যাডভোকেট রাসেল কোনো এক মামলার রায়ে স্বীয় বুদ্ধি ও প্রজ্ঞার সাহায্যে মামলার নিষ্পত্তি করেন। এটি কোন ধরনের আইনরে উৎস? (প্রয়োগ)
[ক] প্রথা
✅ বিচার সংক্রান্ত
[গ] ধর্মীয়
[ঘ] বিজ্ঞানসম্মত
২০৫. ইসলামি আইনের ক্ষেত্রে কার অভিমত আইনের মর্যাদা লাভ করেছে? (জ্ঞান)
[ক] ইমাম গাযযালি
[খ] ব্ল্যাকস্টোন
[গ] আইনবিদ কোক
✅ ইমাম আবু হানিফা
২০৬. কোনটি আইনের প্রকৃষ্ট উৎস? (অনুধাবন)
[ক] প্রথা
[খ] ধর্ম
[গ] বিচারসংক্রান্ত
✅ ন্যায়বোধ
২০৭. দেশের জনগণের স্বার্থকে লক্ষ রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন হয়ে থাকে কোথায়? (জ্ঞান)
[ক] আইনমন্ত্রণালয়ে
✅ আইনসভায়
[গ] বিচার বিভাগে
[ঘ] কেন্দ্রীয় কার্যালয়ে
২০৮. কখন সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা ভোগ করে? (জ্ঞান)
✅ রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে
[খ] রাষ্ট্রের লোকসংখ্যা কম হলে
[গ] রাষ্ট্রের নাগরিকগণ শিক্ষিত হলে
[ঘ] নাগরিক সচেতন হলে
২০৯. রাষ্ট্রে আইনের অনুশাসন না থাকলে কী হয়? (জ্ঞান)
✅ ব্যক্তি স্বাধীনতা খর্ব হয়
[খ] অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়
[গ] সামাজিক অধিকার বৃদ্ধি পায়
[ঘ] রাজনৈতিক স্বাধীনতা থাকে না
২১০. আইনের শাসন জনগণের কী সংরক্ষণ করে? (অনুধাবন)
[ক] গণতান্ত্রিক অধিকার
✅ মৌলিক অধিকার
[গ] সামাজিক অধিকার
[ঘ] ধর্মীয় অধিকার
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১১. আইনের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. আইন সর্বজনীন
ii. আইন অমান্যকারীকে শাস্তি পেতে হয়
iii. মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে আইন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২১২. আইনের উৎস হলো- (অনুধাবন)
i. প্রথা
ii. ধর্ম
iii. আইনসভা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২১৩. মুসলমান ও হিন্দুরা নিজ নিজ ধর্মীয় আইন মেনে চলে যেসব ক্ষেত্রে- (অনুধাবন)
i. বিবাহ
ii. রীতিনীতি
iii. উত্তরাধিকার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৪. ব্রিটেনের আইন ব্যবস্থায় যে সব আইনবিদের অভিমত আইনের মর্যাদা লাভ করেছে- (অনুধাবন)
i. কোক
ii. ব্ল্যাকস্টোন
iii. বটোমর
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৫. আইন হচ্ছে বিভিন্ন ধরনের- (অনুধাবন)
i. বিধিবিধান
ii. নিয়মকানুন
iii. রীতিনীতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২১৬. সামাজিক প্রথা হচ্ছে সমাজে প্রচলিত- (অনুধাবন)
i. অভ্যাস
ii. আচার-আচরণ
iii. রীতিনীতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২১৭. আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস- (অনুধাবন)
i. ধর্মগ্রন্থ
ii. ধর্মীয় ব্যাখ্যা
iii. ধর্মীয় অনুশাসন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৮. রাষ্ট্র প্রয়োজনীয় আইনের সন্ধান লাভ করে প্রখ্যাত আইনবিদদের- (অনুধাবন)
i. ব্যাখ্যা থেকে
ii. আলোচনা থেকে
iii. মূল্যায়ন থেকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৯. বিচারকগণ প্রচলিত আইনের অস্পষ্টতার নতুন ব্যাখ্যা প্রদান করেন- (অনুধাবন)
i. নিজস্ব বুদ্ধি দ্বারা
ii. প্রজ্ঞা দ্বারা
iii. মেধা দ্বারা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২০. বিচারক প্রণীত আইন বলতে বোঝায়- (অনুধাবন)
i. বিচারকগণ প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের অস্পষ্টতার ব্যাখ্যা দেন
ii. বিষয়টির অস্পষ্টতার জন্য প্রধান বিচারপতির ব্যাখ্যা চান
iii. বিষয়টি নিষ্পত্তির ভিত্তিতে নতুন আইন তৈরি করেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২১. আইন হিসেবে গৃহীত হয়ে থাকে- (অনুধাবন)
i. বৈদেশিক চুক্তি
ii. রাষ্ট্রীয় সংবিধান
iii. রাষ্ট্র প্রধানের জারিকৃত প্রশাসনিক ডিক্রি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২২. আইনের প্রাধান্যের পরিপন্থী হলো বিনা বিচারে কাউকে- (অনুধাবন)
i. আটক রাখা
ii. শাস্তি দেওয়া
iii. অপরাধী গণ্য করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২৩. আইনের দৃষ্টিতে সাম্য মানে- (অনুধাবন)
i. সকলের জন্য একই আইন প্রযোজ্য
ii. বিনা অপরাধে কাউকে আটকে না রাখা
iii. আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৪ ও ২২৫ নং প্রশ্নের উত্তর দাও :
নবম শ্রেণির ছাত্রী ফাহমিদা বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই পড়ে আইনের একটি উৎস সম্পর্কে জানতে পারে। উক্ত উৎসটি আধুনিক রাষ্ট্রের আইনের প্রধান উৎস হিসেবে বিবেচিত
২২৪. ফাহমিদা আইনের কোন উৎস সম্পর্কে জানতে পারে? (প্রয়োগ)
[ক] প্রথা
[খ] ধর্ম
✅ আইনসভা
[ঘ] ন্যায়বোধ
২২৫. আইনের উক্ত উৎস- (উচ্চতর দক্ষতা)
i. আইন প্রণয়ন করে
ii. আইন সংশোধন করে
iii. বিচারকের রায় পর্যালোচনা করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 বাংলাদেশের তথ্য অধিকার আইন
◈ জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়- তথ্য অধিকার আইন।
◈ চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত- বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে।
◈ বাংলাদেশ সরকার তথ্য অধিকার আইন জারি করে- ৫ এপ্রিল, ২০০৯।
◈ বর্তমান তথ্য অধিকার আইনে একটি স্বাধীন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে- তথ্য কমিশন নামে।
◈ তথ্য কমিশনে একজন প্রধান তথ্য কমিশনারসহ রয়েছেন- দুইজন তথ্য কমিশনার।
◈ জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়- তথ্য অধিকার আইন- ২০০৯।
◈ নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত- চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা।
◈ তথ্য জানার জন্য আবেদন করতে হবে- লিখিতভাবে বা ই-মেইলে।
◈ তথ্য সরবরাহের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে হয়ে উঠতে হবে- তথ্যের সংরক্ষক বা ভাণ্ডার।
◈ গণতন্ত্রের ভিত মজবুত হবে- তথ্য অধিকার আইনের মাধ্যমে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২৬. সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের চিন্তা, বিবেক, বাক্স্বাধীনতার কথা বলা হয়েছে? (জ্ঞান)
[ক] ৩৮
✅ ৩৯
[গ] ৪০
[ঘ] ৪১
২২৭. তথ্য শব্দটির অন্তর্ভুক্ত কোনটি? (জ্ঞান)
✅ যে কোনো ধরনের রেকর্ড
[খ] দাপ্তরিক নোট সিট
[গ] নোট সিটের প্রতিলিপি
[ঘ] ভৌতিক চিত্র
২২৮. বর্তমান তথ্য অধিকার আইনে কোন স্বাধীন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে? (জ্ঞান)
[ক] তথ্য মন্ত্রণালয়
[খ] তথ্য অধিদপ্তর
[গ] তথ্য কার্যালয়
✅ তথ্য কমিশন
২২৯. তথ্য কমিশনের কতজন প্রধান তথ্য কমিশনার রয়েছে? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪
২৩০. তথ্য জানতে জনগণ কীভাবে আবেদন করবে? (জ্ঞান)
✅ লিখিতভাবে
[খ] চাপসৃষ্টির মাধ্যমে
[গ] মৌখিকভাবে
[ঘ] বিজ্ঞাপনের মাধ্যমে
২৩১. তথ্য প্রদানের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরবর্তী কত দিনের মধ্যে অনুরোধকারী আপিল করতে পারবে? (জ্ঞান)
[ক] ১৫
[খ] ২০
[গ] ২৫
✅ ৩০
২৩২. আবেদনকারীর আপিল কর্তৃপক্ষের নিকট আইন মোতাবেক সুবিচার না পেলে কোনটির নিকট অভিযোগ পাঠানো যাবে? (জ্ঞান)
[ক] তথ্য মন্ত্রণালয়
[খ] তথ্য অধিদপ্তর
✅ তথ্য কমিশন
[ঘ] তথ্য কার্যালয়
২৩৩. তথ্য প্রাপ্তির ক্ষেত্রে আমাদের তথ্য অধিকার আইন সম্পর্কে কী হতে হবে? (জ্ঞান)
[ক] অবগত
[খ] অবহেলা
✅ সচেতন
[ঘ] মনোযোগী
২৩৪. তথ্য প্রাপ্তির ক্ষেত্রে কোন আইন সম্পর্কে সচেতন হতে হবে? (জ্ঞান)
✅ তথ্য ও অধিকার আইন
[খ] মানবাধিকার আইন
[গ] নারী নির্যাতন আইন
[ঘ] শিশু অধিকার আইন
২৩৫. তথ্য অধিকার কীসের ভিত মজবুত করে? (জ্ঞান)
✅ গণতন্ত্র
[খ] নির্বাচন
[গ] রাজতন্ত্র
[ঘ] স্বাধীনতা
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩৬. বাংলাদেশের সংবিধানে অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত- (অনুধাবন)
i. চিন্তা
ii. বিবেক
iii. বাক্স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[গ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩৭. তথ্য জানার জন্য নাগরিকদের আবেদন করতে হবে- (অনুধাবন)
i. লিখিতভাবে
ii. মৌখিকভাবে
iii. ই-মেইলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩৮. আইন অনুযায়ী তথ্যপ্রদান ইউনিট হিসেবে কাজ করে সরকারের- (অনুধাবন)
i. বিভাগীয় কার্যালয়
ii. আঞ্চলিক কার্যালয়
iii. জেলা কার্যালয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩৯. তথ্য অধিকার আইন গণতন্ত্রের ভিত মজবুত করে যেভাবে- (অনুধাবন)
i. সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে
ii. দুর্নীতি নির্মূল করে
iii. জনগণকে সচেতন করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪০. তথ্য সরবরাহের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রধান দায়িত্ব হচ্ছে-
(অনুধাবন)
i. তথ্য সরবরাহের ব্যর্থতা নির্ধারণ
ii. কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য প্রাপ্তির সুবিধা সৃষ্টি
iii. তথ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪১. তথ্য সরবরাহের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্যের- (অনুধাবন)
i. সংরক্ষক
ii. ভাণ্ডার
iii. পর্যবেক্ষক
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪২. তথ্য অধিকার আইনের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা যাবে- (অনুধাবন)
i. প্রান্তিক মানুষের
ii. সুবিধাবঞ্চিত মানুষের
iii. দুর্নীতিগ্রস্ত মানুষের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৩ ও ২৪৪ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ সরকার ২০০৯ সালের ৫ এপ্রিল একটি আইন প্রণয়ন করে। উক্ত আইনের আওতাধীন বিষয় জানার জন্য লিখিতভাবে বা ই-মেইলে আবেদন করতে হয়
২৪৩. অনুচ্ছেদে কোন আইনের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
[খ] যৌতুক নিরোধ আইন
✅ তথ্য অধিকার আইন
[ঘ] শিশু আইন-১৯৭৪
২৪৪. উক্ত আইনের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ হলো- (উচ্চতর দক্ষতা)
i. সরকারি আয়-ব্যয়ের হিসাব জানা যায়
ii. ২০০৯ সালে জারি হয়
iii. তথ্য প্রাপ্তির অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
0 Comments:
Post a Comment