SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৩ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
তৃতীয় অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 Bangladesh and Global Studies Guide and SSC Exam Preparation
Bangladesh and Global Studies Chapter-03
Bangladesh and Global Studies
MCQ
Question and Answer pdf download

সৌরজগৎ ও ভূমণ্ডল

১. ইউরেনাসের উপগ্রহ কোনটি?
[ক] ক্যাপিটাস
✅ এরিয়েল
[গ] নেরাইড
[ঘ] গ্যানিমেড

২. শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে?
[ক] নাইট্রোজেন ও হিলিয়াম
✅ হাইড্রোজেন ও হিলিয়াম
[গ] কার্বন ডাই অক্সাইড ও হিলিয়াম
[ঘ] অক্সিজেন ও হিলিয়াম

৩. পৃথিবী উপবৃত্তাকার পথে পরিক্রমণ করার কারণে-
i. বিভিন্ন ঋতুর আবির্ভাব হয়
ii. মাধ্যাকর্ষণ শক্তির হ্রাস বৃদ্ধি ঘটে
iii. দিন-রাত্রির দৈর্ঘ্যরে তারতম্য ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অর্পিতা প্রতিদিন খুব ভোরে পড়তে বসে। একদিন সে লক্ষ করে, পূর্বদিকের আকাশে ভোরবেলাতেও একটি তারা দেখা যাচ্ছে। অর্পিতা বুঝতে পারে যে সে একটি গ্রহ দেখেছে।

৪. অর্পিতার দেখা গ্রহটির নাম কী?
✅ শুক্র
[খ] শনি
[গ] মঙ্গল
[ঘ] নেপচুন

৫. পৃথিবীর সাথে উক্ত গ্রহের কোন বৈসাদৃশ্য পরিলক্ষিত হবে?
✅ গ্রহটির উপগ্রহ নেই
[খ] গ্রহটিতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে
[গ] গ্রহটির চারদিকে বলয় আছে
[ঘ] গ্রহটি নীলাভ বর্ণের

বাংলাদেশ ও বিশ্বপরিচয় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. জোয়ার-ভাটার কারণ কোনটি?
[ক] পৃথিবীর বার্ষিক গতি
✅ পৃথিবীর আহ্নিক গতি
[গ] অক্ষরেখার অসম দৈর্ঘ্য
[ঘ] পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ

২. ‘H’ দেশটির অবস্থান ৬০° পূর্ব দ্রাঘিমায়। এর প্রতিপাদ স্থান কোনটি?
[ক] ৬০° পশ্চিম
[খ] ৯০° পশ্চিম
[গ] ১২০° পূর্ব
✅ ১২০° পশ্চিম

৩. ‘টাইটান’ হলো-
[ক] গ্রহ
✅ উপগ্রহ
[গ] নক্ষত্র
[ঘ] ধূমকেতু

৪. কোন গ্রহের আকাশে বছরে দুইবার সূর্য উদিত হয়?
[ক] শুক্র
[খ] মঙ্গল
✅ বৃহস্পতি
[ঘ] শনি

৫. অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে কীভাবে অবস্থান করে?
[ক] সমকোণে
✅ একই পার্শ্বে
[গ] সমসূত্রে
[ঘ] দুই পার্শ্বে

৬. পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা কতগুণ?
✅ ২ গুণ
[খ] ৩ গুণ
[গ] ৪ গুণ
[ঘ] ৫ গুণ

৭. ঢাকা হতে পঞ্চগড়ের সময়ের পার্থক্য ৮ মিনিট। ঢাকায় দ্রাঘিমা ৯০° পূর্ব হলে পঞ্চগড়ের দ্রাঘিমা কত?
[ক] ৮২°
[খ] ৮৮°
✅ ৯২°
[ঘ] ৯৮°

৮. কোনো স্থানের সময় সকাল ১১ টা হলে ঐ স্থান হতে ২° পূর্বে কোনো স্থানের সময় কী হবে?
[ক] ১০টা ৫২ মিনিট
[খ] ১০টা ৫৮ মিনিট
[গ] ১১টা ২ মিনিট
✅ ১১টা ৮ মিনিট

৯. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
[ক] বুধ
✅ বৃহস্পতি
[গ] শুক্র
[ঘ] মঙ্গল

১০. সৌরজগতে গ্রহের সংখ্যা কতটি?
[ক] ৬টি
[খ] ৭টি
✅ ৮টি
[ঘ] ৯টি

১১. নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব-
[ক] ৬০°
[খ] ৭০°
[গ] ৮০°
✅ ৯০°

১২. নিচের কোনটি ইউরেনাসের উপগ্রহ?
[ক] নেরাইড
✅ মিরিন্ডা
[গ] হুয়া
[ঘ] ইউরোপা

১৩. সূর্যের দক্ষিণায়নের শেষ দিনটি কত তারিখ?
✅ ২২ ডিসেম্বর
[খ] ২১ জুন
[গ] ২৩ সেপ্টেম্বর
[ঘ] ২১ মার্চ

১৪. কী কারণে বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হয়?
✅ দিনের পরিমাণ বেশি হলে
[খ] সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হলে
[গ] জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে
[ঘ] শীতল অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হলে

১৫. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বদা সমান না থাকার কারণ কোনটি?
[ক] সূর্যরশ্মি অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে বলে
[খ] সূর্য পৃথিবীর সর্বত্র লম্বভাবে কিরণ দেয় বলে
[গ] সূর্যরশ্মি অধিক বায়ুস্তর ভেদ করে বলে
✅ পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে

১৬. শনির উপগ্রহ কয়টি?
[ক] ২টি
[খ] ৫টি
[গ] ১৬টি
✅ ২২টি

১৭. ১° দ্রাঘিমান্তরে কত মিনিট সময়ের ব্যবধান হয়?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬

১৮. ওজোনস্তরের আনুমানিক গভীরতা কত?
[ক] ৮-১০ কিমি
✅ ১২-১৬ কিমি
[গ] ৫-৬ কিমি
[ঘ] ২-৩ কিমি

১৯. সৌরজগতের চিত্র-
‘A’ চিহ্নিত গ্রহটি সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে কত দিন সময় লাগে?
[ক] ৭২ দিন
✅ ৮৮ দিন
[গ] ৯২ দিন
[ঘ] ১০২ দিন

২০. টাইটান কোন গ্রহের উপগ্রহ?
✅ শনি
[খ] বৃহস্পতি
[গ] নেপচুন
[ঘ] ইউরেনাস

২১. কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?
✅ শুক্র
[খ] শনি
[গ] মঙ্গল
[ঘ] নেপচুন

২২. বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে বিমান চলাচল করে সেটি কোন স্তর নামে পরিচিত?
[ক] স্ট্র্যাটোমণ্ডল
[খ] গুরুমণ্ডল
✅ ট্রপোপস
[ঘ] ওজোন স্তর

২৩. জনাব ‘H’ সকাল ঠিক ১০টার সময় ঢাকায় অবস্থান করছে। তাঁর ১ ডিগ্রি পশ্চিমে অবস্থান করছে জনাব ‘M’। জনাব ‘M’ এর অবস্থিত স্থানের সময় কত হবে?
[ক] ৯টা ২৪ মিনিট
✅ ৯টা ৫৬ মিনিট
[গ] ১০টা ৪ মিনিট
[ঘ] ১০টা ২৪ মিনিট

২৪. ডিমোস ও ফেবোস কোন গ্রহের উপগ্রহ?
✅ মঙ্গল
[খ] বৃহস্পতি
[গ] শনি
[ঘ] নেপচুন

২৫. গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?
✅ ০ ডিগ্রি
[খ] ৬০ ডিগ্রি পূর্ব
[গ] ৯০ ডিগ্রি পূর্ব
[ঘ] ১৮০ ডিগ্রি পশ্চিম

২৬. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
[ক] বুধ
✅ শুক্র
[গ] মঙ্গল
[ঘ] বৃহস্পতি

২৭. ১২°৩০' দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত?
[ক] ৩৯ মিনিট
[খ] ৪৫ মিনিট
✅ ৫০ মিনিট
[ঘ] ৫৪ মিনিট

২৮. সূর্য থেকে শুক্রের এবং পৃথিবী থেকে শুক্রের দূরত্বের পার্থক্য কত কোটি কিলোমিটার?
[ক] ৪. ৩
[খ] ৫. ৮
✅ ৬. ৫
[ঘ] ৭. ৮

২৯. ‘নিফে’ স্তরটি কোন মণ্ডলে অবস্থিত?
[ক] ট্রপোমণ্ডলে
[খ] গুরুমণ্ডলে
[গ] অশ্বমণ্ডলে
✅ কেন্দ্রমণ্ডলে

৩০. একটি স্থানের দ্রাঘিমা ৯০° পূর্ব এবং অপর একটি স্থানের দ্রাঘিমা ৭০° পূর্ব, স্থান দুটির মধ্যেকার সময়ের পার্থক্য কত?
[ক] ১ ঘণ্টা
✅ ১ ঘণ্টা ২০ মিনিট
[গ] ১ ঘণ্টা ৩০ মিনিট
[ঘ] ১ ঘণ্টা ৪০ মিনিট

৩১. দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রচুর সৌরশক্তি পায় কোন অক্ষাংশে অবস্থিত হওয়ার কারণে?
✅ ০°-৩০°
[খ] ৩০°-৬০°
[গ] ৬০°-৯০°
[ঘ] ৮০°-৯০°

৩২. কোন সময়ে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে?
[ক] জানুয়ারি-মার্চ
✅ ফেব্রুয়ারি-এপ্রিল
[গ] মার্চ-মে
[ঘ] এপ্রিল-জুন

৩৩. ‘ডিমোস’ ও ‘ফেবোস’ কোন গ্রহের উপগ্রহ?
[ক] শনি
[খ] পৃথিবী
✅ মঙ্গল
[ঘ] বৃহস্পতি

৩৪. বৃহস্পতির উপগ্রহ কোনটি?
[ক] ক্যাপিটাস
[খ] এরিয়েল
[গ] নেরাইড
✅ গ্যানিমেড

৩৫. শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে?
[ক] নাইট্রোজেন ও হিলিয়াম
✅ হাইড্রোজেন ও হিলিয়াম
[গ] কার্বন ডাই অক্সাইড ও হিলিয়াম
[ঘ] অক্সিজেন ও হিলিয়াম

৩৬. সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
[ক] হিলিয়াম
[খ] নাইট্রোজেন
✅ হাইড্রোজেন
[ঘ] সালফার

৩৭. সন্ধ্যায় পশ্চিমাকাশে কোনটি দেখা যায়?
[ক] মঙ্গল
✅ শুক্র
[গ] শনি
[ঘ] বৃহস্পতি

৩৮. আহ্নিক গতির ফলে কী হয়?
[ক] দিনরাত্রির হ্রাসবৃদ্ধি
✅ দিন ও রাত
[গ] ঋতু পরিবর্তন
[ঘ] জলবায়ুর পরিবর্তন

৩৯. কোনো স্থানে যখন বেলা ১২টা তখন সে স্থান থেকে ১০ ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে?
✅ ১১.২০ ঘণ্টা
[খ] ১২.২০ ঘণ্টা
[গ] ১২.৪০ ঘণ্টা
[ঘ] ১২.৫০ ঘণ্টা

৪০. সূর্য কী?
✅ একটি উজ্জ্বল নক্ষত্র
[খ] উপগ্রহ
[গ] একটি উল্কাপিণ্ড
[ঘ] একটি উজ্জ্বল নীহারিকা

৪১. ‘অ’ চিহ্নিত রেখাটির নাম কী?
[ক] নিরক্ষরেখা
✅ কর্কটক্রান্তি
[গ] মূল মধ্যরেখা
[ঘ] মকরক্রান্তি

৪২. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
[ক] মঙ্গল
[খ] বুধ
[গ] বৃহস্পতি
✅ শুক্র

৪৩. পৃথিবীই জীবনধারণের জন্য আদর্শ গ্রহ। কথাটির তাৎপর্য কী?
[ক] পৃথিবী সূর্যের চারদিকে সুশৃঙ্খলভাবে ঘোরে বলে
✅ জীবনধারণের প্রয়োজনীয় সব উপাদান আছে
[গ] যথেষ্ট মহাকর্ষ বল আছে
[ঘ] জীবের বংশ বিস্তার সহজ হয়

৪৪. কোনটি ভূ-অভ্যন্তরের একটি স্তর?
[ক] তাপমণ্ডল
✅ কেন্দ্রমণ্ডল
[গ] ট্রপোমণ্ডল
[ঘ] মেসোমণ্ডল

৪৫. নিরক্ষরেখার বৈশিষ্ট্য কোনটি?
✅ নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে
[খ] নিরক্ষরেখা দ্বারা জলবায়ু প্রভাবিত হয়
[গ] নিরক্ষরেখা দ্বারা সময় নিরূপণ করা যায়
[ঘ] নিরক্ষরেখা দ্বারা তারিখ নিরূপণ করা যায়

৪৬. এক স্থানের দ্রাঘিমা পূর্ব হলে এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কোন দিকে হবে?
[ক] উত্তরে
[খ] দক্ষিণে
✅ পশ্চিমে
[ঘ] পূর্বে

৪৭. গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?
✅ ০০
[খ] ৩০০
[গ] ৬০০
[ঘ] ৯০০

৪৮. নিরক্ষরেখার অক্ষাংশ ০° কেন?
[ক] পৃথিবী উপবৃত্তাকার বলে
[খ] পৃথিবী গোলাকার বলে
✅ পৃথিবীর মাঝখানে বলে
[ঘ] পৃথিবী সমান্তরাল বলে

৪৯. ১৮০° পূর্ব ও পশ্চিম দ্রাঘিমারেখাটি কী নামে পরিচিত?
[ক] মূল মধ্যরেখা
[খ] অক্ষরেখা
[গ] প্রতিপাদ স্থান
✅ আন্তর্জাতিক তারিখ রেখা

৫০. আন্তর্জাতিক তারিখ রেখা সাইবেরিয়ার উত্তর-পূর্বে কীসের ওপর দিয়ে গিয়েছে?
[ক] পাহাড়ের
[খ] পর্বতের
✅ দ্বীপপুঞ্জের
[ঘ] সমুদ্রের

৫১. পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে পরিভ্রমণ করছে। এ কথাটি বিশ্লেষণ করলে কী দেখা যায়?
✅ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে
[খ] সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে
[গ] পৃথিবী সূর্যের অক্ষ কেন্দ্র করে ঘুরছে
[ঘ] পৃথিবী সূর্যের কক্ষপথে অবিরত ঘুরছে

৫২. পৃথিবীর নিজ অক্ষের ওপর একদিনে আবর্তন করাকে বলে আহ্নিক গতি একবছরে সূর্যকে পরিক্রমণ করাকে কী বলে?
✅ বার্ষিক গতি
[খ] ঘূর্ণন গতি
[গ] দোলন গতি
[ঘ] রৈখিক গতি

৫৩. ২৩ সেপ্টেম্বর সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ে এবং সর্বত্র দিনরাত্রি সমান হয়; এর ফলে কীসের প্রতিফলন ঘটে?
[ক] উত্তর গোলার্ধে এ সময় তাপমাত্রা বেশি হয়
[খ] এ সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল
✅ এ সময় পৃথিবীর তাপমাত্রা সহনশীল হয়
[ঘ] এ সময় উত্তর গোলার্ধে ঝড় বৃষ্টি হয়

৫৪. ২০ জুন অপু স্যার ক্লাসে বললেন কাল কিন্তু সূর্য পূর্ব দিকে উঠবে না। তাহলে ঐ দিন সূর্য কোন দিকে উঠবে?
✅ উত্তর-পূর্ব কোণে
[খ] পশ্চিম দিকে
[গ] দক্ষিণ-পূর্ব কোণে
[ঘ] দক্ষিণ দিকে

৫৫. বছরের কোনো সময় দিনের দৈর্ঘ্য বেশি আবার কোনো সময় রাতের দৈর্ঘ্য বেশি হওয়ার কারণ কী?
[ক] পৃথিবীপৃষ্ঠের অভিকর্ষ বল
[খ] চন্দ্র দ্বারা পৃথিবীর আকর্ষণ
✅ পৃথিবী দ্বারা সূর্যকে প্রদক্ষিণ
[ঘ] পৃথিবীর আবর্তন গতি

৫৬. সূর্যের উন্নতি পরিমাপক যন্ত্রের নাম কী?
[ক] ব্যারোমিটার
✅ সেক্সট্যান্ট যন্ত্র
[গ] স্লাইড ক্যালিপার্স
[ঘ] স্ক্রুগজ

৫৭. পৃথিবী ছাড়া কোন গ্রহে গিরিখাত ও আগ্নেয়গিরি দেখা যায়?
[ক] বৃহস্পতি
[খ] নেপচুন
✅ মঙ্গল
[ঘ] ইউরেনাস

৫৮. কোন অক্ষাংশকে মকরক্রান্তি বলে?
[ক] ২৩১২° উত্তর
[খ] ৬৬১২° দক্ষিণ
[গ] ০°
✅ ২৩১২° দক্ষিণ

৫৯. কখন চাঁদ ও সূর্য উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়?
[ক] দুটি ভিন্ন রেখায় অবস্থিত
✅ একই সরল রেখায় অবস্থিত
[গ] দুটি বিপরীত দিক থেকে আকর্ষণ
[ঘ] উত্তর ও দক্ষিণে একই সরলরেখায় অবস্থিত

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬০. কোনটি মঙ্গলের উপগ্রহ?
i. ডিমোস
ii. ক্যারন
iii. ফেবোস

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, iii

৬১. ভূত্বক সৃষ্টির মূল কারণ হলো-
i. পৃথিবীর অবিরাম গতি
ii. শিলাবৃষ্টি
iii. উত্তপ্ত পদার্থ শীতল হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. পৃথিবী সৌরজগতের অন্যান্য গ্রহ থেকে ভিন্ন হবার কারণ হলো-
i. সৌরজগতে এর অবস্থান সুবিধাজনক স্থানে
ii. জীবনধারণের আদর্শ পরিবেশ
iii. ভৌগোলিক পরিবেশের বৈচিত্র্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. ‘শনি’ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ যেটি-
i. সূর্য থেকে ১৪৩ কোটি কিলোমিটার দূরে অবস্থিত
ii. পৃথিবী থেকে বড়
iii. উজ্জ্বল নক্ষত্র নামে পরিচিত

নিচের কোনটি সঠিক?
[ক] i, ii ও iii
[খ] ii ও iii
✅ i ও ii
[ঘ] i ও iii

৬৪. জোয়ার-ভাটার প্রভাবে-
i. নদীখাত গভীর হয়
ii. নদী নোংরা হয়
iii. নদী মোহনায় পলি জমা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. রুমার বাবা সন্ধ্যায় পশ্চিম আকাশে একটি উজ্জ্বল তারা দেখিয়ে বললেন, এটি সন্ধ্যাতারা। রুমার দেখা তারাটি মূলত-
i. একটি নক্ষত্র
ii. একটি জ্যোতিষ্ক
iii. একটি গ্রহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. আহ্নিক গতির ফলে-
i. দিবা-রাত্রির হ্রাস-বৃদ্ধি হয়
ii. দিন ও রাত হয়
iii. জোয়ার ও ভাটা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৭. কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করতে হলে হাফিজকে যে বিষয়গুলো জানা দরকার¬-
i. ঐ স্থানের দ্রাঘিমাংশ
ii. ঐ স্থানের স্থানীয় সময়
iii. গ্রিনিচ স্থানীয় সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. সূর্যের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটি যৌক্তিক-
i. সূর্যের কোনো কঠিন বা তরল পদার্থ নেই
ii. সূর্যের নিজ অক্ষের ওপর আবর্তন ক্ষমতা নেই
iii. গ্যালাক্সির চারদিকে পরিক্রমণ করে ২০ কোটি বছরের ব্যবধানের বেশি সময় লাগে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশের শিলা-
i. কঠিন ও ভঙ্গুর
ii. প্রায় ১০০ কিলোমিটার গভীর
iii. উত্তপ্ত ও গলিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭০. মুরাদ কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করার জন্য ব্যবহার করবে-
i. স্থানীয় সময়
ii. গ্রিনিচ সময়
iii. আন্তর্জাতিক সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭১. আদনান বিজ্ঞান ম্যাগাজিনে জানতে পারে পৃথিবী নিজ অক্ষে আবর্তনের পাশাপাশি সূর্যকেও প্রদক্ষিণ করছে। এই পরিক্রমণের ফলে-
i. দিবা রাতের হ্রাস-বৃদ্ধি ঘটছে
ii. ঋতু পরিবর্তন হচ্ছে
iii. দিন ও রাত সংঘটিত হচ্ছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২. অশ্মমণ্ডলে দেখা যায়-
i. কর্দমাক্ত শিলাস্তর
ii. কঠিন ও ভঙ্গুর শিলা
iii. অক্সিজেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. দিন-রাত্রি সমান হয়-
i. ২১ মার্চ
ii. ২৩ সেপ্টেম্বর
iii. ২১ জুন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের চিত্রটি দেখে ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও :

৭৪. কতদিনে একবার ‘অ’ চিহ্নিত গ্রহটি সূর্যের চারপাশে ঘুরে?
[ক] ৭২
✅ ৮৮
[গ] ৯২
[ঘ] ১০২

৭৫. ‘ই’ চিহ্নিত গ্রহটি পরিক্রমণের ফলে-
i. বিভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে
ii. একদিনে দুইবার সূর্য উঠে
iii. দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] ii ও iii

নিচের চিত্রটি থেকে ৭৬-৭৮ প্রশ্নের উত্তর দাও :

৭৬. এই চিত্রটি-
i. পৃথিবী
ii. মহাকাশ
iii. সৌরজগৎ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] ii ও iii

৭৭. কোন গ্রহটি সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যাতারা রূপে এবং ভোরে পূর্ব আকাশে শুকতারা রূপে দেখতে পাই?
✅ শুক্র
[খ] শনি
[গ] বুধ
[ঘ] বৃহস্পতি

৭৮. কেবল তখনই মঙ্গলে বসবাস সম্ভব-
[ক] গড় তাপমাত্রা হিমাঙ্কের নিচে
[খ] গড় তাপমাত্রা হিমাঙ্কের সমান
[গ] গড় তাপমাত্রা হিমাঙ্কের ওপরে
✅ গড় তাপমাত্রা ও অক্সিজেন দুয়ের মধ্যে সঙ্গতি

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও :
রাতুল ও প্রতীক কক্সবাজার বেড়াতে গেল। পরিবেশ অনেক শান্ত থাকার কারণে তারা ঘুরে ঘুরে সমুদ্র দেখছিল। হঠাৎ তারা দেখতে পেল যে, সমুদ্রের পানি ফুলে উঠছে।

৭৯. অনুচ্ছেদে সমুদ্রের পানি ফুলে উঠাকে বলে-
✅ জোয়ার
[খ] ভাটা
[গ] বৃষ্টিপাত
[ঘ] জোয়ার ভাটা

৮০. অনুচ্ছেদে সমুদ্রের পানি ফুলে ওঠার কারণ-
i. কেন্দ্রাভিগ শক্তি
ii. আহ্নিক গতি
iii. বার্ষিক গতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের চিত্রটি দেখে ৮১ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও :

৮১. উপরের চিত্রটি দ্বারা কী নির্দেশ করা হচ্ছে?
✅ মরা কটাল
[খ] পূর্ণিমা
[গ] মুখ্য জোয়ার
[ঘ] অমাবস্যা

৮২. উপরের ঘটনাটি কোথায় বেশি দেখা যায়?
[ক] ভূমধ্যসাগরীয় অঞ্চলে
[খ] মেরু অঞ্চলে
[গ] উত্তর গোলার্ধে
✅ উপকূলবর্তী অঞ্চলে

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও :
নাজমা প্রতিদিন খুব ভোরে পড়তে বসে। একদিন সে লক্ষ করে, পূর্বদিকের আকাশে ভোরবেলাতেও একটি তারা দেখা যাচ্ছে। নাজমা বুঝতে পারে যে সে একটি গ্রহ দেখেছে।

৮৩. নাজমার দেখা গ্রহটির নাম কী?
✅ শুক্র
[খ] শনি
[গ] মঙ্গল
[ঘ] নেপচুন

৮৪. পৃথিবীর সাথে উক্ত গ্রহের কোন বৈসাদৃশ্য পরিলক্ষিত হবে?
[ক] গ্রহটি নীলাভ বর্ণের
✅ গ্রহটির উপগ্রহ নেই
[গ] গ্রহটির চারিদিকে বলয় আছে
[ঘ] গ্রহটিতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে

নিচের চিত্রের আলোকে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও :

৮৫. ক ও খ রেখাটি কী রেখা?
[ক] নিরক্ষ
✅ দ্রাঘিমা
[গ] বিষুব
[ঘ] সমাক্ষ

৮৬. চ ও ছ বিন্দু পরস্পরের কী?
[ক] বিম্ব
[খ] সম্পাত বিন্দু
[গ] সমাক্ষ স্থান
✅ প্রতিপাদ স্থান
চিত্র থেকে ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও :

৮৭. চিত্রে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বেঁকে যায়; এ নিয়মটি কী নামে পরিচিত?
✅ ফেরেলের সূত্র
[খ] কোপার্নিকাসের সূত্র
[গ] ফুকোর সূত্র
[ঘ] টলেমির সূত্র

৮৮. বায়ুপ্রবাহের এই বেঁকে যাওয়া প্রমাণ করে যে-
i. বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়
ii. আ‎হ্নিক গতিতে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে
iii. পৃথিবীতে পর্যায়ক্রমে দিন ও রাত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের প্রদত্ত সারণিটি লক্ষ করে ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও :
গ্রহসমূহ সূর্যকে প্রদক্ষিণকাল
শুক্র ২২৫ দিন
পৃথিবী ৩৬৫ দিন
মঙ্গল ৬৮৭ দিন
বৃহস্পতি ৪,৩ ৮০ দিন

৮৯. সারণির কোন গ্রহটি আকৃতিতে ক্ষুদ্র?
[ক] বুধ
[খ] পৃথিবী
[গ] মঙ্গল
✅ শুক্র

৯০. সারণির ক্ষুদ্র ও বৃহত্তম গ্রহের জন্য প্রযোজ্য-
i. আবর্তনকালের পার্থক্য ৪১৫৫ দিন
ii. উপগ্রহ নেই
iii. জীবের অস্তিত্ব নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

বাংলাদেশ ও বিশ্বপরিচয় অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯১. কোনটি পৃথিবীর চারদিকে বিস্তৃত আছে? (জ্ঞান)
✅ মহাকাশ
[খ] গ্রহ
[গ] ছায়াপথ
[ঘ] উপগ্রহ

৯২. মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে কোনটি সৃষ্টি হয়েছে? (জ্ঞান)
[ক] মহাকাশ
✅ বিশ্বজগৎ
[গ] সৌরজগৎ
[ঘ] জ্যোতিষ্কমণ্ডল

৯৩. সৌরজগতের অপর নাম কী? (জ্ঞান)
✅ সৌর পরিবার
[খ] সৌর পৃথিবী
[গ] সৌর মণ্ডলী
[ঘ] সৌর কলঙ্ক

৯৪. সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক কোনটি? (অনুধাবন)
[ক] পৃথিবী
✅ সূর্য
[গ] উল্কা
[ঘ] ধূমকেতু

৯৫. কোন শক্তির মাধ্যমে গ্রহ ও উপগ্রহসমূহ সূর্যের চারদিকে পরিক্রমণ করছে? (জ্ঞান)
[ক] অভিকর্ষণ
[খ] আণবিক
✅ মহাকর্ষণ
[ঘ] সৌরশক্তি

💘 পরিচ্ছেদ-৪. ১ : সৌরজগৎ
◈ সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা নিয়ে সূর্যের যে পরিবার তাকে বলা হয়- সৌরজগত।
◈ সূর্য পৃথিবী অপেক্ষা বড়- ১৩ লক্ষ গুণ।
◈ সূর্যের উপরিভাগের উচ্চতা- ৫৭,০০০ ডিগ্রী সেলসিয়াস।
◈ সূর্য নিজ অক্ষের ওপর একবার আবর্তন করে- প্রায় ২৫ দিনে।
◈ সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে বলে- সৌরকলঙ্ক।
◈ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ- বুধ।
◈ পৃথিবীর নিকটতম গ্রহ- শুক্র।
◈ পৃথিবীকে প্রাণিজগতের বাস উপযোগী করেছে- ওজোন স্তর।
◈ পৃথিবীর ব্যাসার্ধ আনুমানিক- ৬,৪০০ কিলোমিটার।
◈ পৃথিবীর মোট আয়তনের প্রায় ১৬ ভাগ- কেন্দ্রমন্ডল।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৬. সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু ও উল্কা নিয়ে কী গঠিত?
(অনুধাবন)
[ক] বিশ্বজগৎ
[খ] জ্যোতিষ্কমণ্ডলী
✅ সৌরজগৎ
[ঘ] নক্ষত্রমণ্ডলী

৯৭. নিচের কোনটিকে সৌরজগতের প্রাণকেন্দ্র বলে? (জ্ঞান)
[ক] গ্রহ
[খ] উল্কা
[গ] উপগ্রহ
✅ সূর্য

৯৮. সৌরজগতে কয়টি উপগ্রহ রয়েছে? (জ্ঞান)
[ক] ১৯
✅ ৪৯
[গ] ৩৯
[ঘ] ৫৯

৯৯. সূর্যকে সৌরজগতের প্রাণ বলা হয় কেন? (অনুধাবন)
[ক] সকল গ্রহ, উপগ্রহের চারদিকে আবর্তন করছে
✅ সকল গ্রহ, উপগ্রহ সূর্য নিয়ন্ত্রণ করে
[গ] সকল গ্রহ, উপগ্রহ সূর্যের চারদিকে পরিক্রমণ করছে
[ঘ] সকল উপগ্রহ গ্রহের চারদিকে পরিক্রমণ করছে

১০০. নিচের কোনটি সৌরজগতের নিয়ন্ত্রক? (জ্ঞান)
[ক] মহাকাশ
✅ সূর্য
[গ] আহ্নিক গতি
[ঘ] নক্ষত্র

১০১. পৃথিবী সূর্য অপেক্ষা কতগুণ ছোট? (জ্ঞান)
[ক] ১০ লক্ষ
[খ] ১১ লক্ষ
[গ] ১২ লক্ষ
✅ ১৩ লক্ষ

১০২. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? (জ্ঞান)
[ক] প্রায় ১৫ কোটি বর্গমাইল
[খ] ১৩ লক্ষ বর্গকিলোমিটার প্রায়
✅ প্রায় ১৫ কোটি কিলোমিটার
[ঘ] প্রায় ১৩ লক্ষ বর্গমাইল

১০৩. সূর্যের ব্যাস কত? (জ্ঞান)
[ক] ১১,৪২,০০০ কিলোমিটার
✅ ১৩,৮৪,০০০ কিলোমিটার
[গ] ১৫,১৩,০০০ কিলোমিটার
[ঘ] ১৭,৩৫,০০০ কিলোমিটার

১০৪. সূর্যের উপরিভাগের উষ্ণতা কত? (জ্ঞান)
✅ ৫৭,০০০০ সে.
[খ] ৫৮,০০০০ ফা.
[গ] ৬৭,০০০০ সে.
[ঘ] ৬৭,০০০০ ফা.

১০৫. সূর্যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের অনুপাত কত? (অনুধাবন)
✅ ৫ : ৪
[খ] ৭ : ১০
[গ] ১০ : ৭
[ঘ] ১১ : ৪

১০৬. সূর্যে হিলিয়ামের পরিমাণ কত? (জ্ঞান)
[ক] শতকরা ৩৫ ভাগ
✅ শতকরা ৪৪ ভাগ
[গ] শতকরা ৫৫ ভাগ
[ঘ] শতকরা ৬৫ ভাগ

১০৭. সূর্যের মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] সৌরচহ্নি
[খ] সৌরদাগ
[গ] উল্কা
✅ সৌরকলঙ্ক

১০৮. সৌরকলঙ্কের উত্তাপ কেমন? (অনুধাবন)
[ক] সূর্যের অন্যান্য অংশের চেয়ে বেশি
[খ] পৃথিবীর চেয়ে বেশি
✅ সূর্যের অন্যান্য অংশের চেয়ে কম
[ঘ] অন্যান্য গ্রহের চেয়ে বেশি

১০৯. সূর্যে কীভাবে শক্তি তৈরি হচ্ছে? (অনুধাবন)
✅ আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
[খ] ভৌত প্রক্রিয়ায়
[গ] পারমাণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
[ঘ] জৈব প্রক্রিয়ায়

১১০. সূর্যের হিলিয়াম থেকে কী তৈরি হচ্ছে? (জ্ঞান)
[ক] হাইড্রোজেন
[খ] নাইট্রোজেন
[গ] আরগন
✅ শক্তি

১১১. নিজ অক্ষের ওপর আবর্তন করতে সূর্যের কতদিন লাগে? (জ্ঞান)
[ক] প্রায় ২২৫ দিন
[খ] প্রায় ৩০০ দিন
[গ] প্রায় ৮৮ দিন
✅ প্রায় ২৫ দিন

১১২. আপন গ্যালাক্সির চারদিকে পরিভ্রমণ করতে সূর্যের কত বছর সময় লাগে? (জ্ঞান)
[ক] প্রায় ১০ কোটি
[খ] প্রায় ১২ কোটি
[গ] প্রায় ১৫ কোটি
✅ প্রায় ২০ কোটি

১১৩. কোনটি মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে? (জ্ঞান)
[ক] উপগ্রহ
✅ গ্রহ
[গ] উল্কা
[ঘ] ধূমকেতু

১১৪. ঠবহঁং অর্থ কী? (জ্ঞান)
[ক] বুধ
[খ] মঙ্গল
[গ] শনি
✅ শুক্র

১১৫. সূর্য থেকে পৃথিবী ও মঙ্গল গ্রহের গড় দূরত্ব যথাক্রমে ১৫ কোটি এবং ২২. ৮ কোটি কিলোমিটার। পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে ৮ মিনিট সময় লাগলে মঙ্গল গ্রহে কত সময় লাগবে? (প্রয়োগ)
[ক] ১০ মিনিট ৩৮ সেকেন্ড
[খ] ১১ মিনিট ১২ সেকেন্ড
✅ ১২ মিনিট ৩৮ সেকেন্ড
[ঘ] ১৩ মিনিট ১২ সেকেন্ড

১১৬. নিচের কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ? (জ্ঞান)
✅ বৃহস্পতি
[খ] শুক্র
[গ] শনি
[ঘ] মঙ্গল

১১৭. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কী? (জ্ঞান)
[ক] পৃথিবী
✅ বুধ
[গ] বৃহস্পতি
[ঘ] শনি

১১৮. কোনটি সূর্যের নিকটতম গ্রহ? (জ্ঞান)
[ক] পৃথিবী
[খ] মঙ্গল
✅ বুধ
[ঘ] শনি

১১৯. বুধ গ্রহের তাপমাত্রা অত্যধিক কেন? (অনুধাবন)
[ক] বুধ গ্রহ আয়তনে সবচেয়ে ছোট বলে
[খ] বুধ গ্রহের নিজস্ব আলো নেই বলে
[গ] সূর্যের চারদিকে পরিক্রমণ করতে কম সময় লাগে বলে
✅ বুধ সূর্যের নিকটতম গ্রহ বলে

১২০. বুধ গ্রহের ব্যাস কত? (জ্ঞান)
[ক] ১২,৭৫২ কিলোমিটার
[খ] ৪৮৫০ মাইল
[গ] ১২,৭৫২ মাইল
✅ ৪,৮৫০ কিলোমিটার

১২১. বুধ গ্রহের ওজন পৃথিবীর কত ভাগের সমান? (জ্ঞান)
[ক] ৪০ ভাগের ৩ ভাগ
[খ] ৪৫ ভাগের ২ ভাগ
✅ ৫০ ভাগের ৩ ভাগ
[ঘ] ৬০ ভাগের ৩ ভাগ

১২২. সূর্যের চারদিকে পরিক্রমণ করতে বুধের কত সময় লাগে? (জ্ঞান)
[ক] ৮৭ দিন
✅ ৮৮ দিন
[গ] ৮৯ দিন
[ঘ] ৯০ দিন

১২৩. সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত কিলোমিটার? (জ্ঞান)
✅ ৫. ৮ কোটি কিমি
[খ] ১০. ৮ কোটি কিমি
[গ] ১১. ৩ কোটি কিমি
[ঘ] ১২. ৮ কোটি কিমি

১২৪. কোন গ্রহের উপগ্রহ নেই? (জ্ঞান)
[ক] মঙ্গল
✅ বুধ
[গ] শনি
[ঘ] নেপচুন

১২৫. বুধ গ্রহে সীসা ও দস্তার মতো ধাতু গলে বাষ্প হয়ে যায়, এর দ্বারা কী প্রকাশ পায়? (উচ্চতর দক্ষতা)
[ক] বুধে পানি বেশি হওয়ায় জলীয় বাষ্প বেশি
[খ] সীসা ও দস্তার গলনাঙ্ক বুধের তাপমাত্রার চেয়ে বেশি
[গ] সীসা ও দস্তার স্ফুটনাঙ্ক বুধের চেয়ে কম
✅ বুধ সূর্যের নিকটতম হওয়ায় এর তাপ অত্যধিক

১২৬. কোন গ্রহের তাপমাত্রা অত্যধিক? (জ্ঞান)
[ক] শুক্র
✅ বুধ
[গ] শনি
[ঘ] মঙ্গল

১২৭. সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব কত কিলোমিটার? (জ্ঞান)
✅ ১০. ৮ কোটি
[খ] ১২. ৮ কোটি
[গ] ১৩. ৮ কোটি
[ঘ] ১৫. ৮ কোটি

১২৮. পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব কত? (জ্ঞান)
[ক] ১৫ কোটি কিলোমিটার
[খ] ৫. ৮ কোটি কিলোমিটার
[গ] ১০. ৫ কোটি কিলোমিটার
✅ ৪. ৩ কোটি কিলোমিটার

১২৯. শুক্রকে পশ্চিম আকাশে আমরা কীরূপে দেখতে পাই? (জ্ঞান)
[ক] শুকতারা
[খ] ধ্রুবতারা
✅ সন্ধ্যাতারা
[ঘ] রংধনু

১৩০. শুক্রকে কখন আমরা শুকতারা রূপে দেখতে পাই? (জ্ঞান)
[ক] সকালে
[খ] রাতে
✅ ভোরে
[ঘ] সন্ধ্যায়

১৩১. শুক্র কর্তৃক সূর্যের পরিভ্রমণ কাল কত? (জ্ঞান)
[ক] ২৯ দিন
[খ] ৮৮ দিন
✅ ২২৫ দিন
[ঘ] ৩৬৫ দিন

১৩২. শুক্রের বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? (অনুধাবন)
✅ ০ ভাগ
[খ] ১০ ভাগ
[গ] ৫৫ ভাগ
[ঘ] ৯০ ভাগ

১৩৩. শুক্রের আকাশে বছরে ২ বার সূর্য ওঠে এবং অস্ত যায় কেন? (অনুধাবন)
✅ শুক্র গ্রহ খুবই ধীর গতিতে আবর্তন করে বলে
[খ] শুক্র গ্রহ খুবই দ্রুত গতিতে আবর্তন করে বলে
[গ] শুক্র গ্রহ খুবই ধীর গতিতে পরিভ্রমণ করে বলে
[ঘ] শুক্র গ্রহ খুবই দ্রুত গতিতে পরিভ্রমণ করে বলে

১৩৪. কোন গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে কখনই দেখা যায় না? (জ্ঞান)
[ক] বুধ
✅ শুক্র
[গ] শনি
[ঘ] বৃহস্পতি

১৩৫. শুক্র গ্রহের গড় তাপমাত্রা মানুষের সহনীয় পর্যায়ে হলেও মানুষ জীবনধারণ করতে পারবে না কেন? (অনুধাবন)
[ক] অতিরিক্ত হাইড্রোজেনের জন্য
[খ] সমতল ভূমি নেই বলে
✅ অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের জন্য
[ঘ] পর্বতময় অবস্থার জন্য

১৩৬. কোনটির কারণে শুক্র গ্রহে এসিড বৃষ্টি হয়ে থাকে? (অনুধাবন)
[ক] অক্সিজেন
[খ] হিলিয়াম
[গ] হাইড্রোজেন
✅ কার্বন ডাইঅক্সাইড

১৩৭. শুক্রের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় কত গুণ বেশি বাতাসের চাপ রয়েছে? (জ্ঞান)
[ক] ৬০
✅ ৯০
[গ] ১২০
[ঘ] ১৮০

১৩৮. পৃথিবীতে কোনো স্থানের বায়ুর চাপ ৫ সেন্টিমিটার হলে শুক্র গ্রহে ঐ বায়ুর চাপ কত হবে? (প্রয়োগ)
[ক] ৩০০ সেন্টিমিটার
✅ ৪৫০ সেন্টিমিটার
[গ] ২৫০ সেন্টিমিটার
[ঘ] ৪০০ সেন্টিমিটার

১৩৯. সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি? (জ্ঞান)
✅ পৃথিবী
[খ] শুক্র
[গ] বুধ
[ঘ] বৃহস্পতি

১৪০. পৃথিবীর আয়তন কত? (জ্ঞান)
✅ ৫১০,১০০,৪২২ বর্গকিলোমিটার
[খ] ১৫,৭০৯ বর্গকিলোমিটার
[গ] ৫১০,১০০,৪২২ কিলোমিটার
[ঘ] ১৫,৭০৯ কিলোমিটার

১৪১. পূর্ব-পশ্চিমে পৃথিবীর ব্যাস কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] ১২,৭০৯
[খ] ৪৯,০০০
✅ ১২,৭৫২
[ঘ] ২৪,০০০

১৪২. কোন দিকে পৃথিবীর ব্যাস ১২,৭০৯ কিলোমিটার? (জ্ঞান)
✅ উত্তর-দক্ষিণে
[খ] পূর্ব-পশ্চিমে
[গ] দক্ষিণ-পশ্চিমে
[ঘ] দক্ষিণ-পূর্বে

১৪৩. সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে? (জ্ঞান)
[ক] ৩৫৬ দিন ৪ ঘণ্টা ৫৫ মিনিট ৪৮ সেকেন্ড
[খ] ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৩০ মিনিট ৩২ সেকেন্ড
✅ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
[ঘ] ৩৬৫ দিন ৪ ঘণ্টা ৫৫ মিনিট ৪৮ সেকেন্ড

১৪৪. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? (জ্ঞান)
[ক] ইউরোপা
✅ চাঁদ
[গ] ডিমোস
[ঘ] ফেবোস

১৪৫. পৃথিবী থেকে চন্দ্রের গড় দূরত্ব কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] ১,২৪,৮০০
✅ ৩,৮১,৫০০
[গ] ৫,৮১,৪২২
[ঘ] ৭,১০০,৫০০

১৪৬. পৃথিবীর অভ্যন্তর ভাগের ক্রমাগত সংকুচিত হওয়ার ফলে কোনটি সৃষ্টি হয়েছে? (জ্ঞান)
✅ পর্বত
[খ] মালভূমি
[গ] মরুভূমি
[ঘ] সমভূমি

১৪৭. সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] ৩. ৮ কোটি
[খ] ৭. ৮ কোটি
[গ] ২০. ৮ কোটি
✅ ২২. ৮ কোটি

১৪৮. কোন গ্রহের ওজন পৃথিবীর দশ ভাগের এক ভাগ? (জ্ঞান)
[ক] প্লুটো
[খ] বুধ
✅ মঙ্গল
[ঘ] শনি

১৪৯. সূর্যকে পরিভ্রমণ করতে মঙ্গলের সময় লাগে কত দিন? (জ্ঞান)
[ক] ৩৬৫
[খ] ৪৬৫
✅ ৬৮৭
[ঘ] ৭৬৫

১৫০. নিজ অক্ষে আবর্তন করতে মঙ্গল গ্রহের কত সময় লাগে? (জ্ঞান)
[ক] ২১ ঘণ্টা ২৫ মিনিট
[খ] ২২ ঘণ্টা ২৯ মিনিট
[গ] ২৩ ঘণ্টা ১২ মিনিট
✅ ২৪ ঘণ্টা ৩৭ মিনিট

১৫১. মঙ্গলের উপগ্রহের সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ৩টি
✅ ২টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

১৫২. মঙ্গল গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যধিক, এর থেকে কী বলা যায়? (উচ্চতর দক্ষতা)
✅ এ গ্রহ জীবের বসবাসের অনুপযোগী
[খ] এ গ্রহে উদ্ভিদের বৃদ্ধি দ্রুত ঘটে
[গ] এ গ্রহে শুধু উদ্ভিদের জন্ম হয়
[ঘ] মানুষ ছাড়া অন্যান্য জীব বেড়ে উঠতে পারে

১৫৩. মঙ্গলে জীবনধারণ করা অসম্ভব। এর যথাযথ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ এখানে পানি খুব কম এবং ঠাণ্ডা অত্যধিক
[খ] এ গ্রহের উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি অত্যধিক
[গ] এখানে যেমন পানির পরিমাণ বেশি তেমন অত্যধিক ঠাণ্ডা
[ঘ] এখানে পানির পরিমাণ বেশি হলেও উত্তাপ অত্যধিক

১৫৪. মঙ্গল গ্রহ কীভাবে লালচে বর্ণ ধারণ করেছে? (অনুধাবন)
[ক] উচ্চতাপে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত করার মাধ্যমে
[খ] সূর্যের লাল বর্ণ শোষণ করার মাধ্যমে
✅ এ গ্রহের পাথরে মরচে পড়ার মধ্য দিয়ে
[ঘ] অম্লীয় মাটির মতো লাল মাটি গঠনের মাধ্যমে

১৫৫. জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে ৫৫০ কিলোমিটার ব্যাসসম্পন্ন একটি জ্যোতিষ্ক আবিষ্কার করে। প্রকৃতিগত দিক থেকে এটি কী ধরনের? (প্রয়োগ)
[ক] গ্রহ
[খ] নীহারিকা
✅ গ্রহাণু
[ঘ] ধূমকেতু

১৫৬. বৃহস্পতির আয়তন পৃথিবীর কতগুণ? (জ্ঞান)
[ক] ১,১০০
[খ] ১,২০০
✅ ১,৩০০
[ঘ] ১,৪০০

১৫৭. বৃহস্পতির ব্যাস কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] ১,৩২,৮০০
✅ ১,৪২,৮০০
[গ] ১,৫২,৮০০
[ঘ] ১,৬২,৮০০

১৫৮. সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] ৭২.৮ কোটি
[খ] ৭৩.৮ কোটি
[গ] ৭৫.৮ কোটি
✅ ৭৭.৮ কোটি

১৫৯. সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির কত সময় লাগে? (জ্ঞান)
[ক] ১০ বছর
✅ ১২ বছর
[গ] ২০ বছর
[ঘ] ২৫ বছর

১৬০. সৌরজগতের কোন গ্রহের উপর দিকের তাপমাত্রা খুবই কম এবং অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি? (জ্ঞান)
[ক] শনি
[খ] বুধ
[গ] ইউরেনাস
✅ বৃহস্পতি

১৬১. বৃহস্পতি’র কয়টি উপগ্রহ আছে?জ্ঞান)
[ক] ১৪
[খ] ১৫
✅ ১৬
[ঘ] ১৭

১৬২. সূর্য থেকে শনির দূরত্ব কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] ১২৫ কোটি
[খ] ১৩০ কোটি
✅ ১৪৩ কোটি
[ঘ] ১৪৪ কোটি

১৬৩. শনি গ্রহ কত সময়ে সূর্যকে একবার প্রদক্ষিণ করে? (জ্ঞান)
✅ ২৯ বছর ৫ মাসে
[খ] ৩০ বছর ৫ মাস
[গ] ৩২ বছর ৫ মাসে
[ঘ] ৩৫ বছর ৮ মাসে

১৬৪. শনি গ্রহ কত সময়ে নিজ অক্ষে একবার আবর্তন করে? (জ্ঞান)
[ক] ৯ ঘণ্টা ৫০ মিনিট
✅ ১০ ঘণ্টা ৪০ মিনিট
[গ] ১২ ঘণ্টা ৪৩ মিনিট
[ঘ] ২৪ ঘণ্টা ৩৭ মিনিট

১৬৫. শনি গ্রহটি পৃথিবী থেকে কতগুণ বড়? (জ্ঞান)
[ক] প্রায় ৭
✅ প্রায় ৯
[গ] প্রায় ১১
[ঘ] প্রায় ১৩

১৬৬. কোন গ্রহটি খালি চোখে দেখা যায়? (জ্ঞান)
✅ শনি
[খ] বৃহস্পতি
[গ] বুধ
[ঘ] শুক্র

১৬৭. কয়টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

১৬৮. শনি গ্রহ সুন্দর দেখায় কেন? (অনুধাবন
✅ উজ্জ্বল বলয়ের জন্য
[খ] অধিক বলয়ের জন্য
[গ] গতিশীল বলয়ের জন্য
[ঘ] অনুজ্জ্বল বলয়ের জন্য

১৬৯. শনির উপগ্রহের সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ২৫টি
✅ ২২টি
[গ] ১৫টি
[ঘ] ১০টি

১৭০. সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহের নাম কী? (জ্ঞান)
[ক] বুধ
[খ] শনি
✅ ইউরেনাস
[ঘ] নেপচুন

১৭১. সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব কত? (জ্ঞান)
✅ ২৮৭ কোটি কিলোমিটার
[খ] ১৪৩ কোটি কিলোমিটার
[গ] ২২২ কোটি কিলোমিটার
[ঘ] ১২২ কোটি কিলোমিটার

১৭২. ইউরেনাসের আবহমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ অধিক? (জ্ঞান)
✅ মিথেন
[খ] হাইড্রোজেন
[গ] আরগন
[ঘ] অক্সিজেন

১৭৩. ইউরেনাসের কয়টি উপগ্রহ রয়েছে? (জ্ঞান)
✅ ৫
[খ] ৭
[গ] ১০
[ঘ] ১৫

১৭৪. এভারেস্টের চূড়ায় উঠে মুসা ইব্রাহিম সেখানে বায়ুমণ্ডলের কোন অবস্থা দেখেছেন? (প্রয়োগ)
[ক] অধিক বায়ুর চাপ
✅ বায়ুর ঘনত্ব খুবই কম
[গ] ঘনত্ব খুবই বেশি
[ঘ] অতিমাত্রায় অক্সিজেন

১৭৫. সূর্য থেকে নেপচুনের দূরত্ব কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] ১৫০ কোটি
[খ] ২৫০ কোটি
✅ ৪৫০ কোটি
[ঘ] ৫৬০ কোটি

১৭৬. কোন গ্রহটি শীতল? (জ্ঞান)
[ক] ইউরেনাস
✅ নেপচুন
[গ] শনি
[ঘ] বুধ

১৭৭. নেপচুন গ্রহটির বর্ণ কী? (জ্ঞান)
[ক] হলুদ
[খ] লালচে
✅ নীলাভ
[ঘ] বাদামি

১৭৮. সূর্যকে প্রদক্ষিণ করতে নেপচুনের কত বছর সময় লাগে? (জ্ঞান)
✅ ১৬৫
[খ] ২২৫
[গ] ৬৮৭
[ঘ] ৭৬৭

১৭৯. নেপচুনের উপগ্রহ কয়টি? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৫

১৮০. কীসের প্রভাবে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে? (অনুধাবন)
[ক] তড়িৎ চুম্বকীয় শক্তির প্রভাবে
[খ] চুম্বকীয় বলের প্রভাবে
[গ] অভিকর্ষজ ত্বরণের প্রভাবে
✅ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে

১৮১. পৃথিবীর কোথায় বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি? (জ্ঞান)
[ক] পাহাড়ে
✅ সমুদ্রপৃষ্ঠে
[গ] সমতল ভূমিতে
[ঘ] বনভূমিতে

১৮২. প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই বায়ুমণ্ডলকে বিশুদ্ধ রাখা দরকার। উক্তিটি কী প্রমাণ করে? (উচ্চতর দক্ষতা)
✅ বায়ুমণ্ডল সকল জৈবিক ক্রিয়া সম্পাদনে সাহায্য করে
[খ] বায়ুমণ্ডল গ্রহগুলোর মধ্যে প্রাণের সঞ্চার ঘটায়
[গ] বায়ুমণ্ডলের কাজ প্রাণীর বংশবিস্তার ঘটানো
[ঘ] বায়ুমণ্ডলের কাজ প্রাণীকে ক্রিয়াশীল করা

১৮৩. ট্রপোমণ্ডলের গভীরতা কত? (জ্ঞান)
✅ ১৩ কিলোমিটার প্রায়
[খ] ১৩. ৯০ কিলোমিটার প্রায়
[গ] ১৩ বর্গমাইল প্রায়
[ঘ] ১৩. ৫ বর্গমাইল প্রায়

১৮৪. মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় স্তর কোনটি? (জ্ঞান)
[ক] স্ট্রাটোমণ্ডল
[খ] ট্রপোসীমা
[গ] ওজোনস্তর
✅ ট্রপোমণ্ডল

১৮৫. পৃথিবীর কোন স্তরে আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, বায়ুপ্রবাহ প্রভৃতি লক্ষ করা যায়? (অনুধাবন)
✅ ট্রপোমণ্ডল
[খ] ওজোনস্তর
[গ] বায়ুমণ্ডল
[ঘ] স্ট্রাটোমণ্ডল

১৮৬. আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার কাজ বেশির ভাগ বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটে থাকে? (জ্ঞান)
✅ ট্রপোমণ্ডল
[খ] মেসোমণ্ডল
[গ] স্ট্রাটোমণ্ডল
[ঘ] তাপমণ্ডল

১৮৭. ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলে? (জ্ঞান)
[ক] ট্রপোসীমা
✅ ট্রপোপস
[গ] মেটাপথ
[ঘ] ট্রপোডেস্ক

১৮৮. বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীকে প্রাণিজগতের বাস উপযোগী করছে? (জ্ঞান)
[ক] ট্রপোস্ফিয়ার
✅ ওজোনস্তর
[গ] ট্রপোমণ্ডল
[ঘ] ট্রপোপস

১৮৯. ওজোন স্তরের গড় গভীরতা কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] প্রায় ৭-১৬
[খ] প্রায় ৮-১৯
[গ] প্রায় ১০-১২
✅ প্রায় ১২-১৬

১৯০. ওজোন স্তরের তাপমাত্রা কত? (জ্ঞান)
[ক] ৩৬০ সেলসিয়াস
✅ ৭৬০ সেলসিয়াস
[গ] ৮৩০ সেলসিয়াস
[ঘ] ৯৩০ সেলসিয়াস

১৯১. কোন মণ্ডলটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রাণীকুলের রক্ষা করে থাকে? (জ্ঞান)
[ক] অশ্মমণ্ডল
[খ] কেন্দ্রমণ্ডল
✅ বায়ুমণ্ডল
[ঘ] বারিমণ্ডল

১৯২. বাষ্পীয় অবস্থা থেকে পৃথিবী কীভাবে শীতল ও ঘনীভূত হয়েছে? (অনুধাবন)
✅ তাপ বিকিরণের মাধ্যমে
[খ] তাপ শোষণের মাধ্যমে
[গ] তাপ পরিচালনার মাধ্যমে
[ঘ] সংকুচিত হওয়ার মাধ্যমে

১৯৩. কোনটি বায়ুমণ্ডলের গঠন ও উপাদানে পরিবর্তন ঘটাতে সাহায্য করে? (জ্ঞান)
[ক] বন্যপ্রাণীর কর্মকাণ্ড
[খ] সমুদ্রের পানি
[গ] নাইট্রোজেন গ্যাস
✅ মানুষের কর্মকাণ্ড

১৯৪. পৃথিবীতে পানি আছে বলে প্রাণের অস্তিত্ব আছে-এ থেকে আমরা কী ধারণা পাই? (উচ্চতর দক্ষতা)
✅ জীবের বিকাশের জন্য পানি অত্যাবশ্যকীয় উপাদান
[খ] পৃথিবী পানি থেকে তৈরি হয়েছে
[গ] পানি গ্রহের অত্যাবশ্যকীয় উপাদান
[ঘ] মঙ্গল গ্রহে পানির উপস্থিতি জীবনের বিকাশ ঘটাবে

১৯৫. পৃথিবীর গড় তাপমাত্রা কত? (জ্ঞান)
[ক] ১৩. ৯০০ ফা.
[খ] ১২. ১৫০ সে.
✅ ১৩. ৯০০ সে.
[ঘ] ১২. ১৬০ ফা.

১৯৬. পৃথিবীর ব্যাসার্ধ আনুমানিক কত? (জ্ঞান)
✅ ৬,৪০০ কিলোমিটার
[খ] ৬,৭৮৭ কিলোমিটার
[গ] ১২,৭০৯ কিলোমিটার
[ঘ] ১২,৭৫২ কিলোমিটার

১৯৭. ভূঅভ্যন্তরের গভীরে সরাসরি পর্যবেক্ষণের সুযোগ না থাকার যৌক্তিক কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] ভূঅভ্যন্তরে অতিরিক্ত চাপ বিরাজ করে থাকে
[খ] সূর্যরশ্মি প্রবেশ করে না বলে ভূঅভ্যন্তর খুব অন্ধকার
[গ] ভূঅভ্যন্তরে মহাকর্ষ বলের আকর্ষণ যথেষ্ট থাকে না
✅ ভূপৃষ্ঠের কঠিন বহিরাবরণ এবং গভীর ভূঅভ্যন্তর

১৯৮. কোনটি দ্বারা ভূঅভ্যন্তর গঠিত? (অনুধাবন)
[ক] ভূত্বক
✅ শিলামণ্ডল
[গ] গুরুমণ্ডল
[ঘ] কেন্দ্রমণ্ডল

১৯৯. পৃথিবীর উপরিভাগ থেকে এর কেন্দ্র পর্যন্ত কয়টি স্তরে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

২০০. সৃষ্টি হবার সময় পৃথিবী কী অবস্থায় ছিল? (জ্ঞান)
[ক] কঠিন
[খ] শিলারূপ
[গ] তরল
✅ বাষ্পীয়

২০১. পৃথিবীর ওপরিভাগের কঠিন আবরণকে কী বলে? (জ্ঞান)
✅ ভূত্বক
[খ] বায়ুমণ্ডল
[গ] ভূপৃষ্ঠ
[ঘ] কেন্দ্রমণ্ডল

২০২. নিচের কোনটি গুরুমণ্ডল নির্দেশ করে? (জ্ঞান)
[ক] ভূত্বকের ওপরের স্তর
[খ] ভূত্বকের সামনের স্তর
✅ ভূত্বকের নিচের স্তর
[ঘ] ভূত্বকের মধ্যের স্তর

২০৩. গুরুমণ্ডলের স্তরটির পুরুত্ব কত? (জ্ঞান)
[ক] ১৮৬৭ কি. মি.
[খ] ১৯৯৫ কি. মি.
[গ] ২৭৭৫ কি. মি.
✅ ২৮৮৫ কি. মি.

২০৪. ভূ-অভ্যন্তরের গঠনগত দিক দিয়ে ভূত্বকের নিচে কোন স্তরটি অবস্থিত? (জ্ঞান)
[ক] অন্তঃকেন্দ্র
[খ] স্ট্রাটোমণ্ডল
✅ গুরুমণ্ডল
[ঘ] কেন্দ্রমণ্ডল

২০৫. গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশে অবস্থিত স্তরের নাম কী? (জ্ঞান)
[ক] কেন্দ্রমণ্ডল
✅ অশ্মমণ্ডল
[গ] ট্রপোমণ্ডল
[ঘ] গুরুমণ্ডল

২০৬. শিলামণ্ডলের অপর নাম কী? (জ্ঞান)
[ক] কেন্দ্রমণ্ডল
[খ] গুরুমণ্ডল
[গ] ভূত্বক
✅ অশ্মমণ্ডল

২০৭. ভূত্বকের উপরিভাগ থেকে পৃথিবীর অভ্যন্তরে কত কিমি পর্যন্ত অশ্মমণ্ডল? (জ্ঞান)
[ক] ৪০
[খ] ৫০
✅ ৬০
[ঘ] ৭০

২০৮. গুরুমণ্ডল কর্দমাক্ত থাকার পেছনে কোন কারণটি বিদ্যমান? (অনুধাবন)
[ক] প্রচণ্ড ঘর্ষণ
✅ প্রচণ্ড চাপ
[গ] প্রচণ্ড তাপ
[ঘ] প্রচণ্ড বর্ষণ

২০৯. কেন্দ্রমণ্ডলের পুরুত্ব কত? (জ্ঞান)
[ক] ২,২১৬ মাইল
✅ ৩,৪৮৬ কিলোমিটার
[গ] ৪,৭৭৯ মাইল
[ঘ] ৫,৭৭৯ কিলোমিটার

২১০. কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত ভাগ? (জ্ঞান)
[ক] ১২
[খ] ১৪
✅ ১৬
[ঘ] ১৮

২১১. পৃথিবীর মোট ওজনের এক-তৃতীয়াংশ ওজন কোন অংশটির? (জ্ঞান)
[ক] গুরুমণ্ডলের
✅ কেন্দ্রমণ্ডলের
[গ] পর্বতের
[ঘ] ভূত্বকের

২১২. কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত? (জ্ঞান)
✅ প্রায় ৩০০০-৫০০০০ সেল.
[খ] প্রায় ৩০০০-৬০০০০ সেল.
[গ] প্রায় ৩০০০-৭০০০০ সেল.
[ঘ] প্রায় ৩০০০-৮০০০০ সেল.

২১৩. কেন্দ্রমণ্ডলে তরল বহিরাবরণটির পুরুত্ব কত? (জ্ঞান)
✅ ১,২১৬ কিলোমিটার
[খ] ২,৮৮৫ কিলোমিটার
[গ] ৩,৪০৬ কিলোমিটার
[ঘ] ৪,৮৮৬ কিলোমিটার

২১৪. কোন স্তরটি নিফে নামে পরিচিত? (জ্ঞান)
✅ কেন্দ্রমণ্ডল
[খ] ট্রপোমণ্ডল
[গ] গুরুমণ্ডল
[ঘ] অশ্বমণ্ডল

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১৫. ট্রপোপস দিয়ে বিমান নির্বিঘেœ চলাচল করতে পারার কারণ- (অনুধাবন)
i. সূর্যালোক বেশি থাকে
ii. বায়ু স্থির থাকে
iii. ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব থাকে না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৬. বায়ুতে যেসব উপাদান মোটামুটি অপরিবর্তিত থাকে সেগুলো হলো- (অনুধাবন)
i. অক্সিজেন
ii. কার্বন ডাইঅক্সাইড
iii. নাইট্টোজেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৭. একমাত্র পৃথিবীই উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী কেননা- (অনুধাবন)
i. বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন আছে
ii. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের তুলনায় অক্সিজেন বেশি
iii. বায়ুমণ্ডলে প্রয়োজনীয় তাপমাত্রা রয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৮. সৌরজগতে বলয় দ্বারা বেষ্টিত গ্রহ- (অনুধাবন)
i. শনি
ii. ইউরেনাস
iii. নেপচুন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৯. বুধ গ্রহের উপরিভাগে দেখা যায়- (অনুধাবন)
i. অসংখ্য গর্ত
ii. সমতলভূমি
iii. পাহাড়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২০. মঙ্গল গ্রহের উপগ্রহগুলো হলো- (অনুধাবন)
i. ডিমোস
ii. ফেবাস
iii. ফেবোস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২১. আমাদের বাসভূমি পৃথিবীতে আছে- (অনুধাবন)
i. উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী বায়ুমণ্ডল
ii. জীবনধারণের উপযোগী তাপমাত্রা
iii. অসংখ্য বলয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

২২২. পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত রয়েছে- (অনুধাবন)
i. কেন্দ্রমণ্ডল
ii. গুরুমণ্ডল
iii. ভূত্বক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৩. সমুদ্র তলদেশের শিলাস্তর- (অনুধাবন)
i. ভূত্বকের নিচের স্তর
ii. ভূত্বকের অবনমিত অংশ
iii. উত্তপ্ত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৪. কেন্দ্রমণ্ডলের উপাদান হলো- (অনুধাবন)
i. লোহা ও নিকেল
ii. পারদ ও সীসা
iii. কার্বন ও ম্যাগনেসিয়াম

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৫. খনিজ হলো- (অনুধাবন)
i. প্রাকৃতিক অজৈব পদার্থ
ii. সুনির্দিষ্ট রাসায়নিক গঠন বিশিষ্ট যৌগ
iii. শিলার পরিবর্তিত রূপ

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২২৬. গুরুমণ্ডলের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. ভূত্বকের নিচের স্তর
ii. প্রায় ২. ৮৮৫ কিমি পুরু
iii. অত্যন্ত কঠিন অবস্থায় বিদ্যমান থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৭. উত্তপ্ত পৃথিবী শীতল ও সংকুচিত হয়ে- (অনুধাবন)
i. বহিরাবরণ উঁচুনিচু হয়ে গেছে
ii. বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়েছে
iii. ভূঅভ্যন্তর ভাগ সুচালো হয়ে গেছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৮. কেন্দ্রমণ্ডলের বহিরাবরণ স্তরটি রয়েছে- (অনুধাবন
i. স্থিতিস্থাপক অবস্থায়
ii. উত্তপ্ত অবস্থায়
iii. চটচটে অবস্থায়

নিচের কোনটি সঠিক?)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৯. সন্ধ্যার আকাশে তারা দেখছিল মুমেন। তার দাদা বলেন এটি আসলে একটি গ্রহ যেটি- (অনুধাবন)
i. সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে দ্বিতীয়
ii. শনির নিকটতম
iii. পৃথিবীর নিকটতম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩০. সৃষ্টির আদিতে পৃথিবী উত্তপ্ত গলিত অবস্থা থেকে তাপ বিকিরণ করে কঠিন ভূত্বকের সৃষ্টি হয়েছে। ভূত্বকের অবনমিত অংশে সৃষ্টি হয়েছে- (প্রয়োগ)
i. সাগর
ii. ভূপৃষ্ঠ
iii. মহাসাগর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩১. ভূত্বক উঁচু-নিচু ও বন্ধুর হয় কারণ- (অনুধাবন)
i. পৃথিবীর অভ্যন্তরভাগ উত্তপ্ত ও গলিত
ii. পৃথিবীর অভ্যন্তরে অনেক ফাঁক আছে
iii. উত্তপ্ত পদার্থ শীতল হয়ে সংকুচিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩২. ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমার বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. গভীরতা সরু
ii. বায়ুর চাপের তারতম্য
iii. ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৩. গর্ত ও পাহাড় লক্ষ করা যায়- (অনুধাবন)
i. বুধের ভূত্বকে
ii. চাঁদের পৃষ্ঠদেশে
iii. পৃথিবীতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৪. লোহা ও নিকেলের প্রাধান্য লক্ষ করা যায়- (অনুধাবন)
i. নিফেতে
ii. সেন্ট্রোস্ফিয়ারে
iii. কেন্দ্রমণ্ডলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৫ ও ২৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
অসীম একদিন ভোরের আকাশে অবাক হয়ে লক্ষ করল একটি তারা দেখা যাচ্ছে। তার দাদু তাকে বললেন এটি তারা নয়, সৌরজগতের একটি গ্রহ। অতঃপর দাদু অসীমকে সৌরজগৎ সম্পর্কে বিস্তারিত বললেন।

২৩৫. অসীমের দেখা তারা কোনটি? (প্রয়োগ)
[ক] শনি
[খ] বুধ
✅ শুক্র
[ঘ] বৃহস্পতি

২৩৬. দাদুর কথায় অসীম জানতে পারবে- (উচ্চতর দক্ষতা)
i. সূর্যকে ভিত্তি করে সকল গ্রহের কাজকর্ম চলে
ii. সূর্যের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নিকটতম গ্রহ যথাক্রমে বুধ, শুক্র ও পৃথিবী
iii. শনির ২২টি ও ইউরেনাসের ৫টি উপগ্রহ আছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের সারণি থেকে ২৩৭ ও ২৩৮ নং প্রশ্নের উত্তর দাও
গ্রহের নামউপগ্রহের সংখ্যাবায়ুমণ্ডলের উপাদান
পৃথিবী ০১অক্সিজেন, নাইট্রোজেন
মঙ্গল ০২নাইট্রোজেন, আরগন
শনি ২২হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন, অ্যামোনিয়া
ইউরেনাস ২৭মিথেন

২৩৭. উপরের তথ্য অনুসারে জীবজগতের বসবাসের উপযোগী গ্রহ কোনটি?
(অনুধাবন)
✅ পৃথিবী
[খ] মঙ্গল
[গ] শনি
[ঘ] ইউরেনাস

২৩৮. উক্ত সারণি থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যায় যে- (উচ্চতর দক্ষতা)
i. মঙ্গলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অক্সিজেনের থেকে এত বেশি যে প্রাণের অস্তিত্ব অসম্ভব
ii. উপাদানগুলোর উপস্থিতির কারণে শনির ভূত্বক বরফে ঢাকা
iii. ইউরেনাসে মিথেন গ্যাসের কারণে জীবাশ্ম খনিজ প্রাপ্তির সম্ভাবনা

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৯ ও ২৪০ নং প্রশ্নের উত্তর দাও :
শোভন ক্লাসে শিক্ষকের মুখে এমন একটি গ্রহের কথা জানতে পারল যে গ্রহে পৃথিবীর একদিনে দুইবার সূর্য ওঠে ও অস্ত যায়। এতে শোভন অবাক হয়।

২৩৯. শোভন শিক্ষকের নিকট থেকে কোন গ্রহের কথা জানতে পারল? (অনুধাবন)
[ক] মঙ্গল
[খ] শুক্র
[গ] বুধ
✅ বৃহস্পতি

২৪০. শোভনের জানা গ্রহটির বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
i. গভীর বায়ুমণ্ডল আছে
ii. সর্ববৃহৎ গ্রহ
iii. ১৬টি গ্রহ আছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের চিত্রটি দেখে ২৪১, ২৪২ এবং ২৪৩ নং প্রশ্নের উত্তর দাও :

২৪১. চিত্রের ই স্তরকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] অশ্মমণ্ডল
✅ গুরুমণ্ডল
[গ] কেন্দ্রমণ্ডল
[ঘ] বায়ুমণ্ডল

২৪২. চিত্রের গঠন কাঠামোর কোথায় সিয়াল ও সিমা স্তরে ভাগ হয়েছে? (প্রয়োগ)
✅ A
[খ] B
[গ] A ও B
[ঘ] B ও C

২৪৩. চিত্রের ঈ স্তরটি- (উচ্চতর দক্ষতা)
i. পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত
ii. প্রধান উপাদান নিকেল ও লোহা
iii. পৃথিবীর বাহ্যিক গঠন উপাদান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৪ ও ২৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
ক্লাসে রাহাতকে শফিউল স্যার সৌরজগতের পরিবারের কয়েকটি সদস্যের নাম বলতে বললেন। উত্তরে সে চন্দ্র, ডিমোস, ওবেরন এর নাম বলল।

২৪৪. রাহাত যে নামগুলো বলল প্রকৃতিগত দিক থেকে সেগুলো কী? (প্রয়োগ)
[ক] গ্রহ
[খ] গ্রহাণু
✅ উপগ্রহ
[ঘ] উল্কা

২৪৫. রাহাতের উল্লিখিত নামগুলোর সাথে প্রকৃতিগত সাদৃশ্য রয়েছে-
(উচ্চতর দক্ষতা)
i. টেথিসের
ii. নেরাইডের
iii. গ্যালাক্সির

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 পরিচ্ছেদ ৩. ২ : বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি
◈ দ্রাঘিমার অবস্থান থেকে জানা যায়- কোনো স্থানের সময়।
◈ পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয়- নিরক্ষরেখা বা বিষুবরেখা।
◈ নিরক্ষরেখার অক্ষাংশ ও গ্রিনিচের দ্রাঘিমা- ০°।
◈ পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ- ৩৬০°।
◈ প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয়- ৪ মিনিট।
◈ বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময় অপেক্ষা- ৬ ঘণ্টা অগ্রবর্তী।
◈ বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত- ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা।
◈ ঢাকার প্রতিপাদ স্থান অবস্থিত- দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
◈ গ্রিনিচের সঠিক সময় জানা যায়- ক্রনোমিটার ঘড়ি থেকে।
◈ পৃথিবী নিজ অক্ষ বা মেরুরেখায় আবর্তন করছে- পশ্চিম থেকে পূর্ব দিকে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪৬. পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব-পশ্চিমে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] নিরক্ষরেখা
✅ অক্ষরেখা
[গ] সমাক্ষরেখা
[ঘ] দ্রাঘিমা রেখা

২৪৭. কোনো স্থানের সময় জানা যায় কোনটির মাধ্যমে? ( অনুধাবন)
✅ দ্রাঘিমা রেখা
[খ] অক্ষরেখা
[গ] নিরক্ষরেখা
[ঘ] সমাক্ষরেখা

২৪৮. মূল মধ্যরেখা থেকে দূরত্ব কৌণিক মাপে প্রকাশ সুবিধাজনক হওয়ার যথাযথ কারণ কোনটি? (অনুধাবন)
[ক] পৃথিবীর নিজ অক্ষরেখার ওপর ঘুরতে থাকে বলে
[খ] পৃথিবীকে উত্তর-দক্ষিণে সমান দুই অংশে ভাগ করা যায়
[গ] পৃথিবীকে পূর্ব-পশ্চিমে দুই অংশে ভাগ করা যায়
✅ পৃথিবীর আকৃতি গোলাকার

২৪৯. সুমেরু ও কুমেরু সংযোগকারী কাল্পনিক রেখাকে কী বলে? (জ্ঞান)
✅ মেরুরেখা
[খ] নিরক্ষরেখা
[গ] দ্রাঘিমা রেখা
[ঘ] আন্তর্জাতিক তারিখ রেখা

২৫০. পৃথিবীর উত্তর-দক্ষিণে কল্পিত রেখার উত্তর প্রান্ত বিন্দুকে কী বলে? (জ্ঞান)
✅ সুমেরু
[খ] মেরুবিন্দু
[গ] দক্ষিণ মেরু
[ঘ] কুমেরু

২৫১. পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে কী বলে? (জ্ঞান)
[ক] সমাক্ষ রেখা
[খ] বিষুব রেখা
✅ মেরু রেখা
[ঘ] কর্কটক্রান্তি রেখা

২৫২. পৃথিবীর উত্তর-দক্ষিণে কল্পিত রেখার দক্ষিণ প্রান্ত বিন্দুকে কী বলে? (জ্ঞান)
[ক] সুমেরু
[খ] মেরুবিন্দু
[গ] উত্তর মেরু
✅ কুমেরু

২৫৩. নিরক্ষরেখার অপর নাম কী? (জ্ঞান)
✅ বিষুবরেখা
[খ] মেরুরেখা
[গ] বিভক্তরেখা
[ঘ] গোলার্ধরেখা

২৫৪. খুকুমনি মানচিত্র নিয়ে খেলতে খেলতে মানচিত্রটিকে সমান দুইভাগে ছিঁড়ে উত্তর ও দক্ষিণের অংশ আলাদা করে ফেলেছে। যে রেখা বরাবর ছিঁড়েছে তা ভূগোলের কোন রেখা নির্দেশ করবে? (প্রয়োগ)
[ক] মূল মধ্যরেখা
✅ নিরক্ষরেখা
[গ] সমাক্ষরেখা
[ঘ] দ্রাঘিমা রেখা

২৫৫. কোন রেখাটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে? (জ্ঞান)
[ক] অক্ষরেখা
✅ নিরক্ষরেখা
[গ] মধ্যরেখা
[ঘ] মেরুরেখা

২৫৬. ভারত রাষ্ট্রটির অবস্থান নিরক্ষরেখার উত্তর দিকে। ভারত কোন গোলার্ধে অবস্থিত? (প্রয়োগ)
[ক] দক্ষিণ
✅ উত্তর
[গ] পশ্চিম
[ঘ] পূর্ব

২৫৭. নিরক্ষরেখার অক্ষাংশ ০° কেন? (অনুধাবন)
[ক] পৃথিবী উপবৃত্তাকার বলে
[খ] পৃথিবী গোলাকার বলে
✅ পৃথিবীর মাঝখানে বলে
[ঘ] পৃথিবী সমান্তরাল বলে

২৫৮. অক্ষাংশ পরিমাপের একক কী? (জ্ঞান)
[ক] রেডিয়ান
[খ] মিনিট
✅ ডিগ্রি
[ঘ] সেকেন্ড

২৫৯. পৃথিবীর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত? (জ্ঞান)
[ক] ৯০°
[খ] ১৮০°
[গ] ২৭০°
✅ ৩৬০°

২৬০. নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত ডিগ্রি? (জ্ঞান)
[ক] ০০
✅ ৯০০
[গ] ১৮০০
[ঘ] ৩৬০০

২৬১. নিরক্ষরেখার সমান্তরাল যে রেখা কল্পনা করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] বিষুবরেখা
[খ] দ্রাঘিমারেখা
✅ সমাক্ষরেখা
[ঘ] সমান্তরাল রেখা

২৬২. সমাক্ষরেখার সর্বোচ্চ অক্ষাংশ কত ডিগ্রি? (জ্ঞান)
✅ ৯০০
[খ] ১২০০
[গ] ১৮০০
[ঘ] ৩৬০০

২৬৩. কত ডিগ্রি অক্ষাংশকে কর্কটক্রান্তি বলে? (জ্ঞান)
✅ ২৩. ৫° উত্তর
[খ] ২৩. ৫° দক্ষিণ
[গ] ৬৬. ৫° উত্তর
[ঘ] ৬৬. ৫° দক্ষিণ

২৬৪. ২৩. ৫° দক্ষিণ অক্ষাংশকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] কর্কটক্রান্তি
✅ মকরক্রান্তি
[গ] সুমেরুবৃত্ত
[ঘ] কুমেরুবৃত্ত

২৬৫. সুমেরুবৃত্ত কোনটি? (জ্ঞান)
[ক] ২৩. ৫° উত্তর অক্ষরেখা
✅ ৬৬. ৫° উত্তর অক্ষরেখা
[গ] ২৩. ৫° দক্ষিণ অক্ষরেখা
[ঘ] ৬৬. ৫° দক্ষিণ অক্ষরেখা

২৬৬. কুমেরুবৃত্ত কোনটি? (জ্ঞান)
[ক] ২৩. ৫° উত্তর অক্ষরেখা
[খ] ৬৬. ৫° উত্তর অক্ষরেখা
[গ] ২৩. ৫° দক্ষিণ অক্ষরেখা
✅ ৬৬. ৫° দক্ষিণ অক্ষরেখা

২৬৭. নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে কী বলে? (জ্ঞান)
[ক] দ্রাঘিমা
[খ] অক্ষরেখা
[গ] সমাক্ষ রেখা
✅ অক্ষাংশ

২৬৮. কোন অক্ষাংশকে নিম্ন অক্ষাংশ বলা হয়? (জ্ঞান)
✅ ০০ থেকে ৩০০ পর্যন্ত
[খ] ৩০০ থেকে ৬০০ পর্যন্ত
[গ] ৪৫০ থেকে ৯০০ পর্যন্ত
[ঘ] ৬০০ থেকে ৯০০ পর্যন্ত

২৬৯. ৩০° থেকে ৬০° পর্যন্ত অক্ষাংশকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] নিম্ন অক্ষাংশ
[খ] উচ্চ অক্ষাংশ
✅ মধ্য অক্ষাংশ
[ঘ] সর্বোচ্চ অক্ষাংশ

২৭০. পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য উত্তর-দক্ষিণে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] সমাক্ষরেখা
[খ] মূলমধ্যরেখা
✅ দ্রাঘিমারেখা
[ঘ] নিরক্ষরেখা

২৭১. দ্রাঘিমা রেখার অপর নাম কোনটি? (জ্ঞান)
[ক] অক্ষরেখা
[খ] নিরক্ষরেখা
✅ মধ্যরেখা
[ঘ] সমাক্ষ রেখা

২৭২. ভূগোলকের সর্বোচ্চ দ্রাঘিমা কত? (জ্ঞান)
✅ ১৮০০
[খ] ৩৬০০
[গ] ২৭০০
[ঘ] ৯০০

২৭৩. নিচের কোনটির সাহায্যে স্থানীয় সময় জানা যায়? (জ্ঞান)
✅ দ্রাঘিমা
[খ] অক্ষাংশ
[গ] অক্ষরেখা
[ঘ] সমাক্ষরেখা

২৭৪. দ্রাঘিমারেখার অবস্থান থেকে কী জানা যায় ? (জ্ঞান)
✅ সময়
[খ] তারিখ
[গ] দিন
[ঘ] মাস

২৭৫. কোন রেখা বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত? (অনুধাবন)
[ক] ০° পূর্ব দ্রাঘিমারেখা
✅ ৯০° পূর্ব দ্রাঘিমারেখা
[গ] ১৮০° মূল মধ্যরেখা
[ঘ] ১৮০° পূর্ব দ্রাঘিমারেখা

২৭৬. কোন শহরের ওপর দিয়ে মূল মধ্যরেখা অতিক্রম করেছে? (জ্ঞান)
[ক] টোকিও
[খ] প্যারিস
[গ] নিউইয়র্ক
✅ লন্ডন

২৭৭. লন্ডনের নিকটে গ্রিনিচ শহরের ওপর দিয়ে উত্তর হতে দক্ষিণে যে রেখা অতিক্রম করেছে তার নাম কী? (জ্ঞান)
[ক] অক্ষরেখা
✅ মূল মধ্যরেখা
[গ] দ্রাঘিমারেখা
[ঘ] নিরক্ষরেখা

২৭৮. মূল মধ্যরেখার মান ধরা হয়েছে নিচের কোনটিকে? (জ্ঞান)
✅ ০০
[খ] ৯০০
[গ] ১৮০০
[ঘ] ৩৬০০

২৭৯. মূল মধ্যরেখার বৈশিষ্ট্য কী? (অনুধাবন)
✅ এটি অর্ধবৃত্ত আকৃতির
[খ] এটি পূর্ণবৃত্ত আকৃতির
[গ] এটি পূর্ব পশ্চিমে বিস্তৃত
[ঘ] এটি ৯০° বরাবর বিস্তৃত

২৮০. পৃথিবীর কেন্দ্রে পরিধির দ্বারা উৎপন্ন কোণের পরিমাপ কত (জ্ঞান)
[ক] ০°
[খ] ৯০°
[গ] ১৮০°
✅ ৩৬০°

২৮১. প্রতি মিনিট দ্রাঘিমা এক ডিগ্রির কত অংশের সমান? (অনুধাবন)
[ক] ১১৫ অংশ
✅ ১৬০ অংশ
[গ] ১৪৫ অংশ
[ঘ] ১৩০ অংশ

২৮২. মূল মধ্যরেখা ও নিরক্ষরেখা কোথায় পরস্পর লম্বভাবে ছেদ করেছে?
(অনুধাবন)
✅ গিনি উপসাগরে
[খ] মেক্সিকো উপসাগরে
[গ] বঙ্গোসাগরে
[ঘ] কোরিয়া উপসাগরে

২৮৩. প্রতিনিয়ত পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কোন রেখায় আবর্তিত হচ্ছে? (অনুধাবন)
[ক] মূল মধ্যরেখায়
[খ] বিষুবরেখায়
[গ] নিরক্ষরেখায়
✅ নিজ মেরুরেখায়

২৮৪. দ্রাঘিমার মান সর্বোচ্চ কত ডিগ্রি? (জ্ঞান)
[ক] ৯০০
[খ] ১৬০০
✅ ১৮০০
[ঘ] ৩৬০০

২৮৫. কোনো স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে এলে ঐ স্থানে কোন সময় ধরা হয়? (অনুধাবন)
[ক] ভোর
✅ দুপুর
[গ] গোধূলি
[ঘ] অপরাহ্ন

২৮৬. কোনো স্থানে সময় বেলা ১টা হলে, তার ১০ পূর্বের স্থানের সময় কী হবে? (জ্ঞান)
✅ ১টা ৪ মিনিট
[খ] ১২টা ৫০ মিনিট
[গ] ১২টা ১২ মিনিট
[ঘ] ১২টা ৫ মিনিট

২৮৭. এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত? (জ্ঞান)
[ক] ১ মিনিট
✅ ৪ মিনিট
[গ] ১ ঘণ্টা
[ঘ] ৪ ঘণ্টা

২৮৮. গ্রিনিচের সঠিক সময় নির্ণয় করা যায় কোন ঘড়ি থেকে? (জ্ঞান)
[ক] সেক্সট্যান্ট
[খ] ন্যানোমিটার
[গ] ল্যাকটোমিটার
✅ ক্রনোমিটার

২৮৯. কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায়? (অনুধাবন)
[ক] ব্যারোমিটার
✅ সেক্সট্যান্ট
[গ] থার্মোমিটার
[ঘ] তাপমান যন্ত্র

২৯০. কোনো স্থান গ্রিনিচের পূর্বে হলে তার স্থানীয় সময় গ্রিনিচের সময় থেকে কী হবে? (জ্ঞান)
✅ বেশি
[খ] কম
[গ] সমান
[ঘ] অপরিবর্তিত

২৯১. পৃথিবী আবর্তন করে কোন দিকে? (জ্ঞান)
✅ পশ্চিম থেকে পূর্বে
[খ] পূর্ব থেকে পশ্চিমে
[গ] উত্তর থেকে দক্ষিণে
[ঘ] দক্ষিণ থেকে উত্তরে

২৯২. মধ্যা‎হ্ন সূর্যের অবস্থান দেখে কী নির্ণয় করা হয়? (জ্ঞান)
[ক] প্রমাণ সময়
[খ] রাষ্ট্রীয় সময়
✅ স্থানীয় সময়
[ঘ] আন্তর্জাতিক সময়

২৯৩. কোন স্থানের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়? (জ্ঞান)
[ক] যুক্তরাষ্ট্রের
[খ] কানাডার
[গ] গিনি উপসাগরের
✅ গ্রিনিচের

২৯৪. কোন যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়? (জ্ঞান)
[ক] ক্রনোমিটার
✅ সেক্সট্যান্ট
[গ] ব্যারোমিটার
[ঘ] ন্যানোমিটার

২৯৫. ৩৬০ ডিগ্রি কৌণিক দূরত্ব আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে? (জ্ঞান)
[ক] ১৪০০ মিনিট খ ১৪২০ মিনিট
✅ ১৪৪০ মিনিট ঘ ১৪৬০ মিনিট

২৯৬. ১৫ ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য কত? (অনুধাবন)
[ক] ৪ মিনিট
[খ] ১ মিনিট
✅ ৬০ মিনিট
[ঘ] ৬০ সেকেন্ড

২৯৭. যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টি? (জ্ঞান)
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ

২৯৮. কোথায় পাঁচটি প্রমাণ সময় রয়েছে? (জ্ঞান)
[ক] যুক্তরাজ্যে
[খ] যুক্তরাষ্ট্রে
[গ] জাপানে
✅ কানাডায়

২৯৯. বাংলাদেশের সময় দুপুর ১২ টা ৩০ হলে গ্রিনিচ সময় কত হবে? (প্রয়োগ)
[ক] বিকাল ৬টা ২০ মিনিট
[খ] সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
✅ সকাল ৬টা ৩০ মিনিট
[ঘ] বিকাল ৫টা ৩০ মিনিট

৩০০. মহাবৃত্ত কাকে বলা হয়? (অনুধাবন)
✅ বিষুবরেখাকে
[খ] অক্ষরেখাকে
[গ] মেরু রেখাকে
[ঘ] আন্তর্জাতিক তারিখ রেখাকে

৩০১. গ্রিনিচের সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা? (জ্ঞান)
✅ ৬
[খ] ৮
[গ] ১০
[ঘ] ১২

৩০২. ঢাকার দ্রাঘিমা ৯০° পূর্ব এবং ব্যাঙ্গালোরের দ্রাঘিমা ৮০° পূর্ব। ঢাকায় যখন দুপুর ১২ টা, তখন ব্যাঙ্গালোরের স্থানীয় সময় কত? (প্রয়োগ)
✅ সকাল ১১টা ২০ মি:
[খ] সকাল ১১টা ৫০ মি:
[গ] দুপুর ১২টা ০০ মি:
[ঘ] দুপুর ১২টা ৪০ মি:

৩০৩. ৩০° দ্রাঘিমান্তরে ব্যবধান কত হবে? (জ্ঞান)
[ক] ১ ঘণ্টা
[খ] ১১০ মিনিট
[গ] ৩ ঘণ্টা
✅ ২ ঘণ্টা

৩০৪. মি. হলব্রুক ২৮ মে আমেরিকা থেকে জাহাজে প্রশান্তমহাসাগর পাড়ি দিয়ে ১০ দিন পর অস্ট্রেলিয়ায় পৌঁছলেন। তিনি কত তারিখে সেখানে পৌঁছলেন? (প্রয়োগ)
✅ ৭ জুন
[খ] ৮ জুন
[গ] ৯ জুন
[ঘ] ১০ জুন

৩০৫. [ক] শহরের দ্রাঘিমা ৬০° পশ্চিম, গ্রিনিচ যখন দুপুর ১টা ৩০ মিনিট ক শহরের স্থানীয় সময় তখন কত? (প্রয়োগ)
[ক] সকাল ৫টা ৩০ মিনিট
[খ] সকাল ৬টা ৩০ মিনিট
✅ সকাল ৯টা ৩০ মিনিট
[ঘ] সকাল ১০টা ৩০ মিনিট

৩০৬. প্রতিপাদ স্থানদ্বয় একে অন্যের সাথে কীরূপে অবস্থান করে? (অনুধাবন)
✅ বিপরীতে
[খ] একই দিকে
[গ] সমান্তরালে
[ঘ] সমকোণে

৩০৭. প্রতিপাদ স্থান নির্ণয় করার জন্য ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে কোন রেখা পৃথিবীর বিপরীত দিকে টানা হয়? (অনুধাবন)
[ক] একটি বাস্তব রেখা
[খ] একটি আদর্শিক রেখা
✅ একটি কল্পিত রেখা
[ঘ] একটি আংশিক রেখা

৩০৮. একটি স্থানের অক্ষাংশ ৭০° উত্তর, তার প্রতিপাদ স্থানের অক্ষাংশ কত হবে? (প্রয়োগ)
[ক] ২০° দক্ষিণ
[খ] ৭০° পশ্চিম
[গ] ৭০° উত্তর
✅ ৭০° দক্ষিণ

৩০৯. প্রতিপাদ স্থানদ্বয়ের দ্রাঘিমা যোগ করলে কত হয়? (জ্ঞান)
[ক] ৯০০
[খ] ৭০০
✅ ১৮০০
[ঘ] ৩৬০০

৩১০. ৫০° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত? (প্রয়োগ)
[ক] ৫০° পশ্চিম
✅ ১৩০° পশ্চিম
[গ] ১৩০° পূর্ব
[ঘ] ১৮০° পূর্ব

৩১১. নিচের কোনটি ৪০০ পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থান? (জ্ঞান)
[ক] ৪০০ পশ্চিম
[খ] ১৪০০ পূর্ব
✅ ১৪০০ পশ্চিম
[ঘ] ১৩০০ পশ্চিম

৩১২. প্রতিপাদ স্থানদ্বয়ের মধ্যে সময়ের পার্থক্য কত? (জ্ঞান)
[ক] ৬ ঘণ্টা
✅ ১২ ঘণ্টা
[গ] ২৪ ঘণ্টা
[ঘ] ২৬ ঘণ্টা

৩১৩. ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরে
✅ দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরে
[গ] ইউরোপের আটলান্টিক মহাসাগরে
[ঘ] আফ্রিকার ভারত মহাসাগরে

৩১৪. আন্তর্জাতিক তারিখ রেখা কোথায় কল্পনা করা হয়? (জ্ঞান)
[ক] আটলান্টিক মহাসাগরে
✅ প্রশান্ত মহাসাগরে
[গ] ভারত মহাসাগরে
[ঘ] ভূমধ্যসাগরে

৩১৫. বাংলাদেশে শুক্রবার ভোর ছয়টায় রফিককে লন্ডন থেকে তার মামা ফোন করেছে। লন্ডনে ঐ সময়টি কত ছিল? (প্রয়োগ)
✅ বৃহস্পতিবার রাত ১২টা
[খ] শুক্রবার দুপুর ১২টা
[গ] শুক্রবার রাত ১২টা
[ঘ] শনিবার রাত ১২টা

৩১৬. কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়? (জ্ঞান)
[ক] নিরক্ষরেখা
[খ] দ্রাঘিমারেখা
✅ আন্তর্জাতিক তারিখ রেখা
[ঘ] মূল মধ্যরেখা

৩১৭. আন্তর্জাতিক তারিখ রেখা না থাকলে কী অসুবিধা হতো? (জ্ঞান)
[ক] পৃথিবী গোলাকার তা বোঝা যেত না
[খ] মহাসমুদ্রে জাহাজ চলাচলে অসুবিধা হতো
[গ] মহাসমুদ্রে জাহাজের দিক নিয়ন্ত্রণ করা অসুবিধা হতো
✅ একই দ্রাঘিমায় তারিখ ও বারের সমস্যা হতো

৩১৮. কোথায় আন্তর্জাতিক তারিখ রেখা নির্ধারণ করা হয়? (জ্ঞান)
[ক] যুক্তরাজ্যের লন্ডনে
[খ] ভারতের দিল্লিতে
[গ] ফ্রান্সের প্যারিসে
✅ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে

৩১৯. মূল মধ্যরেখায় যদি সোমবার সকাল ১০টা হয়, ১৮০০ পূর্ব দ্রাঘিমায় স্থানীয় সময় কত হবে? (অনুধাবন)
[ক] রোববার সকাল ১০টা
[খ] রোববার রাত ১০টা
✅ সোমবার রাত ১০টা
[ঘ] মঙ্গলবার সকাল ১০টা

৩২০. কত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়? (জ্ঞান)
[ক] ৯০°
✅ ১৮০°
[গ] ২৭০°
[ঘ] ৩৬০°

৩২১. আন্তর্জাতিক তারিখ রেখার সাথে কোন প্রণালিটি যুক্ত? (জ্ঞান)
[ক] পক প্রণালি
[খ] জিব্রাল্টার প্রণালি
✅ বেরিং প্রণালি
[ঘ] ফ্লোরিডা প্রণালি

৩২২. আন্তর্জাতিক তারিখ রেখাটি বেরিং প্রণালিতে কত ডিগ্রি বেঁকে গিয়েছে? (জ্ঞান)
[ক] ১১° পূর্ব
✅ ১২° পূর্ব
[গ] ৭০° পশ্চিম
[ঘ] ৮০° পশ্চিম

৩২৩. অ্যালসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বেঁকে টানা হয়েছে? (জ্ঞান)
✅ ১১° পূর্ব
[খ] ৭° পশ্চিম
[গ] ১২° পূর্ব
[ঘ] ৮০° পশ্চিম

৩২৪. আন্তর্জাতিক তারিখ রেখাকে বেঁকে দেওয়ার কারণ কী? (অনুধাবন)
[ক] একই স্থানে দুই রকম তারিখ ও বার হওয়ার জন্য
✅ স্থানীয় অধিবাসীদের সুবিধার্থে
[গ] অভিযাত্রীদের সুবিধার্থে
[ঘ] জাহাজ চলাচলের জন্য

৩২৫. কোনো স্থানে সূর্য যখন মাথার ওপর থাকে তখন ঐ স্থানের সময় কত ধরা হয়? (জ্ঞান)
[ক] সকাল ১০টা
✅ দুপুর ১২টা
[গ] দুপুর ১২ টা ৩০ মিনিট
[ঘ] দুপুর ১টা

৩২৬. কোনো স্থানের অবস্থান জানা যায় কীসের সাহায্যে? (জ্ঞান)
[ক] অক্ষরেখার
[খ] দ্রাঘিমারেখার
[গ] নিরক্ষরেখার
✅ অক্ষ রেখা ও দ্রাঘিমারেখার

৩২৭. অ স্থানটির সময় গ্রিনিচের চেয়ে বেশি। এ উক্তি দ্বারা কোন বিষয়টি ফুটে উঠেছে? (প্রয়োগ)
[ক] স্থানটি গ্রিনিচের পশ্চিমে অবস্থিত
✅ স্থানটি গ্রিনিচের পূর্বে অবস্থিত
[গ] স্থানটি গ্রিনিচের উত্তরে অবস্থিত
[ঘ] স্থানটি গ্রিনিচের দক্ষিণে অবস্থিত

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩২৮. দ্রাঘিমা রেখাগুলো- (অনুধাবন)
i. অর্ধবৃত্ত
ii. অসমান্তরাল
iii. দৈর্ঘ্য সমান

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৩২৯. কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়- (অনুধাবন)
i. সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে
ii. ধ্রুবতারার সাহায্যে
iii. দ্রাঘিমার সাহায্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩০. বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে অতিক্রম করেছে- (অনুধাবন)
i. কর্কটক্রান্তি রেখা
ii. মকরক্রান্তি রেখা
iii. ২৩. ৫° উত্তর অক্ষরেখা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৩৩১. দ্রাঘিমারেখার সাহায্যে আমরা জানতে পারি- (অনুধাবন)
i. মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের অবস্থান
ii. নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের অবস্থান
iii. পৃথিবীর যেকোনো স্থানের সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩২. আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করেছে- (অনুধাবন)
i. অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছ দিয়ে
ii. ফিজি দ্বীপপুঞ্জের ১২° পূর্বে
iii. চ্যাথাম দ্বীপপুঞ্জের ১২° পূর্বে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩৩. পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য জানা দরকার- (অনুধাবন)
i. নিরক্ষরেখা থেকে স্থানটি কত পূর্বে বা পশ্চিমে
ii. নিরক্ষরেখা থেকে স্থানটি কত উত্তরে বা দক্ষিণে
iii. মূল মধ্যরেখা থেকে স্থানটি কত পূর্বে বা পশ্চিমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩৪. নিরক্ষরেখা কল্পনা করা হয়েছে- (অনুধাবন)
i. উত্তর ও দক্ষিণে অবস্থান জানা যায়
ii. পূর্ব-পশ্চিমে বেষ্টন করে
iii. উত্তর-দক্ষিণে বেষ্টন করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩৫. সমাক্ষরেখাগুলো থাকে- (অনুধাবন)
i. পূর্ব-পশ্চিমে বিস্তৃত
ii. পরস্পর সমান্তরাল
iii. অক্ষাংশ বাড়লে পরিধি বাড়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩৬. প্রতিপাদ স্থানদ্বয়ের সম্পর্ক- (অনুধাবন)
i. স্থানদ্বয় ভূগোলকে পরস্পরের বিপরীতে অবস্থান করে
ii. বিন্দুদ্বয়ের যোগ স্থাপনকারী রেখা পৃথিবীর কেন্দ্র দিয়ে যায়
iii. সমাক্ষরেখার মতো এরা সবসময় সমান্তরালভাবে থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩৭. কোনো স্থানের অবস্থান জানার জন্য যেসব বিষয় জানা আবশ্যক-
(অনুধাবন)
i. স্থানটি মূল মধ্যরেখা হতে কোন দিকে অবস্থিত
ii. স্থানটি বিষুব রেখা হতে কত উত্তরে বা দক্ষিণে অবস্থিত
iii. স্থানটি মকর রেখা হতে কত উত্তরে বা দক্ষিণে অবস্থিত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩৮ ও ৩৩৯ নং প্রশ্নের উত্তর দাও :
জামিল প্রতিদিন ঢাকায় বসে সন্ধ্যা সাড়ে সাতটায় লন্ডন থেকে প্রচারিত বিবিসি সংবাদ শোনে। তার ভাই সুমন ৬৭° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত করাচি শহরে থাকে। সেও সংবাদটি নিয়মিত শোনে।

৩৩৮. সুমন উক্ত বিবিসি সংবাদ করাচির স্থানীয় সময় কয়টায় শোনে? (প্রয়োগ)
✅ বিকাল ৫টা ৫৮ মিনিট
[খ] সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট
[গ] রাত ৯টা ০২ মিনিট
[ঘ] রাত ১০টা ০২ মিনিট

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৩

৩৩৯. বিবিসি খবরটি প্রচার করে- (উচ্চতর দক্ষতা)
i. স্থানীয় সময় দুপুর ১ : ৩০ মিনিটে
ii. জামিলের শহর থেকে পূর্ব অবস্থানে থেকে
iii. সুমনের শহর থেকে পশ্চিম অবস্থানে থেকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[খ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের চিত্রের আলোকে ৩৪০ ও ৩৪১ নং প্রশ্নের উত্তর দাও :

৩৪০. চিত্রে উল্লিখিত স্থান দুটির মধ্যে পার্থক্য কত? (অনুধাবন)
[ক] ৪ ঘণ্টা
[খ] ৫ ঘণ্টা
✅ ৬ ঘণ্টা
[ঘ] ৭ ঘণ্টা

৩৪১. চিত্রে উল্লিখিত স্থান দুটির ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. অ স্থানের তুলনায় ই স্থানের সময় বেশি
ii. অ স্থানটি ই স্থানের পূর্বে অবস্থিত
iii. ই স্থানটির অবস্থান মূল মধ্যরেখার পূর্বে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের চিত্রটির আলোকে ৩৪২ ও ৩৪৩ নং প্রশ্নের উত্তর দাও :

৩৪২. ০° তে অবস্থিত রেখাটি হলো- (অনুধাবন)
[ক] কর্কটক্রান্তি
[খ] মকরক্রান্তি
[গ] মেরুরেখা
✅ নিরক্ষরেখা

৩৪৩. চিত্রটি পর্যবেক্ষণ করে পাই- (উচ্চতর দক্ষতা)
i. মেরুরেখা উত্তর ও দক্ষিণ মেরুকে সংযোগ করেছে
ii. মেরুরেখা বিষুবরেখাকে অতিক্রম করেছে
iii. মেরুরেখা ও বিষুবরেখা পরস্পর সমান্তরাল

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 পরিচ্ছেদ- ৩. ৩ : পৃথিবীর গতি
◈ মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা পৃথিবীর নিজ অক্ষে আবর্তন ও সূর্যের চারিদিকে পরিক্রমণ করাকে বলে- পৃথিবীর গতি।
◈ পৃথিবীর গতি- দুই প্রকার।
◈ পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে বলে- সৌরদিন।
◈ আহ্নিক গতির ফলে- দিন ও রাত হয়।
◈ বার্ষিক গতির ফলে- পৃথিবীতে দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি ও ঋতু পরিবর্তন ঘটে।
◈ ২১ জুন- সূর্যের উত্তরায়ণের শেষ দিন।
◈ উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়- ২১ জুন।
◈ ২৩ সেপ্টেম্বর ও ২১ মার্চ- পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়।
◈ সূর্যের দক্ষিণায়নের শেষ দিন- ২২ ডিসেম্বর।
◈ দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়- ২২ ডিসেম্বর।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৪৪. পৃথিবী নিজ কক্ষপথে প্রদক্ষিণ করতে কোনটি বিশেষভাবে সহায়তা করছে? (অনুধাবন)
[ক] চন্দ্রের আকর্ষণ বল
✅ সূর্যের মহাকর্ষ বল
[গ] পৃথিবীর মহাকর্ষ বল
[ঘ] পৃথিবীর আবর্তন গতি

৩৪৫. পৃথিবীর গতি কত প্রকার? (জ্ঞান)
[ক] ৩
✅ ২
[গ] ৪
[ঘ] ৫

৩৪৬. কোনো বস্তু যদি নিজ অক্ষের ওপর ঘুরতে থাকে তবে তার মধ্যে কয়টি বলের উদ্ভব হয়? (অনুধাবন)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

৩৪৭. পৃথিবীর দিনরাত্রি সংঘটিত হওয়ার কারণ কী? (অনুধাবন)
✅ পৃথিবীর আ‎হ্নিক গতি
[খ] সূর্যকে প্রদক্ষিণ করা
[গ] পৃথিবীর মহাকর্ষ বল
[ঘ] পৃথিবীর অভিকর্ষ বল

৩৪৮. কোনটি পৃথিবীর আ‎হ্নিক গতির ফল? (অনুধাবন)
✅ দিনরাত্রি সংঘটন
[খ] দিনরাত্রির হ্রাস-বৃদ্ধি
[গ] ঋতু পরিবর্তন
[ঘ] সৌরবছর

৩৪৯. কোন রেখার ওপর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে? (জ্ঞান)
[ক] দ্রাঘিমা
✅ অক্ষ
[গ] নিরক্ষ
[ঘ] সমাক্ষ

৩৫০. সমুদ্রস্রোত এবং বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। বায়ুপ্রবাহ এবং সমুদ্রস্রোতের এই গতিবেগ কী প্রমাণ করে? (উচ্চতর দক্ষতা)
[ক] পৃথিবী নিজ অক্ষের ওপরে ঘোরে
[খ] চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে
[গ] সূর্য উদয় হয় ও অস্ত যায়
✅ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে

৩৫১. পৃথিবীর নিজ অক্ষে আবর্তন করতে কত সময় লাগে? (জ্ঞান)
✅ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
[খ] ২৩ ঘণ্টা ৫৭ মিনিট ৪ সেকেন্ড
[গ] ২৩ ঘণ্টা ৫৮ মিনিট ৪ সেকেন্ড
[ঘ] ২৩ ঘণ্টা ৫৯ মিনিট ৪ সেকেন্ড

৩৫২. পৃথিবীর একটি পূর্ণ আবর্তনকে কী বলে? (জ্ঞান)
✅ সৌরদিন
[খ] গ্রহ দিন
[গ] উপগ্রহ দিন
[ঘ] নক্ষত্র দিন

৩৫৩. কীসের সাহায্যে পৃথিবী আলোকিত হয়? (অনুধাবন)
[ক] চন্দ্রের আলোর
[খ] উপগ্রহের আলোর
✅ সূর্যের আলোর
[ঘ] গ্রহণের আলোর

৩৫৪. সূর্যের আলো একই সময়ে ভূপৃষ্ঠের সব অংশে পড়ে না। কথাটি কী প্রমাণ করে? (উচ্চতর দক্ষতা)
✅ পৃথিবী গোলাকার
[খ] পৃথিবী ত্রিভুজাকার
[গ] পৃথিবী আয়তাকার
[ঘ] পৃথিবী বর্গাকার

৩৫৫. পৃথিবীর আহ্নিক গতি না থাকলে কী হতো? (অনুধাবন)
[ক] সারা পৃথিবীতে চিরকাল দিন থাকত
[খ] সারা পৃথিবীতে ছয় মাস দিন ও ছয় মাস রাত থাকত
[গ] সারা পৃথিবীতে চিরকাল রাত থাকত
✅ অর্ধেক পৃথিবীতে চিরকাল রাত ও অর্ধেক পৃথিবীতে চিরকাল দিন থাকত

৩৫৬. একটি স্থানে আজকে জোয়ার যে সময়ে হয় পরের দিন হয় তার ৫২ মিনিট পর। কী কারণে এই সময়ের ব্যবধান ঘটে? (প্রয়োগ)
[ক] বার্ষিক গতি
✅ আ‎হ্নিক গতি
[গ] রাত-দিন সংঘটন
[ঘ] ঋতু পরিবর্তন

৩৫৭. পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে কী বলে? (জ্ঞান)
[ক] নিরক্ষবৃত্ত
[খ] পূর্ণবৃত্ত
✅ ছায়াবৃত্ত
[ঘ] অর্ধবৃত্ত

৩৫৮. সন্ধ্যার কিছু পূর্বে বিদ্যমান ক্ষীণ আলোর সময়কে কী বলে? (জ্ঞান)
[ক] প্রভাত
✅ গোধূলি
[গ] ঊষা
[ঘ] বিকাল

৩৫৯. সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজ অক্ষের ওপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবীর এই গতিকে কী বলে? (প্রয়োগ)
✅ বার্ষিক গতি
[খ] আ‎হ্নিক গতি
[গ] আবর্তন গতি
[ঘ] কেন্দ্রাভিমুখী গতি

৩৬০. পৃথিবী সেকেন্ডে কত বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে? (জ্ঞান)
✅ ৩০ কিলোমিটার
[খ] ২৫ কিলোমিটার
[গ] ১৫ কিলোমিটার
[ঘ] ২৮ কিলোমিটার

৩৬১. সূর্যকে পৃথিবীর পরিক্রমণকাল কত? (জ্ঞান)
✅ এক বছর
[খ] এক দিন
[গ] এক সপ্তাহ
[ঘ] এক মাস

৩৬২. পৃথিবীর একবার সূর্যকে পরিক্রমণের সময়কে কী বলে? (জ্ঞান)
[ক] সৌরদিন
✅ সৌরবছর
[গ] অধিবর্ষ
[ঘ] লিপ ইয়ার

৩৬৩. কতদিনে সৌরবছর গণনা করা হয়? (জ্ঞান)
[ক] ৩৬৪
✅ ৩৬৫
[গ] ৩৬৬
[ঘ] ৩৬৭

৩৬৪. কত বছর পর পর অধিবর্ষ হয়? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

৩৬৫. অধিবর্ষ বছর গণনা করা হয় কত দিনে? (জ্ঞান)
[ক] ৩৬৫
✅ ৩৬৬
[গ] ৩৬৭
[ঘ] ৩৬৮

৩৬৬. অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে ধরা হয়? (জ্ঞান)
[ক] ৩০
[খ] ২৮
[গ] ৩১
✅ ২৯

৩৬৭. ঋতু পরিবর্তনের জন্য কোনটি দায়ী? (জ্ঞান)
✅ বার্ষিক গতি
[খ] রৈখিক গতি
[গ] আহ্নিক গতি
[ঘ] দ্বিমাত্রিক গতি

৩৬৮. কোনটি পৃথিবীর বার্ষিক গতির ফল? (অনুধাবন)
[ক] দিনরাত্রি
✅ ঋতু পরিবর্তন
[গ] বায়ুপ্রবাহের গতি বিক্ষেপ
[ঘ] জোয়ার-ভাটার সৃষ্টি

৩৬৯. দিনরাতের তাপমাত্রার তারতম্যের সৃষ্টি হয় কেন? (অনুধাবন)
✅ বার্ষিক গতির জন্য
[খ] সূর্যের আলোর জন্য
[গ] আ‎হ্নিক গতির জন্য
[ঘ] পৃথিবীর মেরুরেখার জন্য

৩৭০. ২১ জুন পৃথিবী কিরূপ অবস্থায় থাকে? (অনুধাবন)
✅ উত্তরমেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে
[খ] দক্ষিণমেরু সূর্যের দিকে হেলতে থাকে
[গ] উভয়মেরু সূর্যের সর্বাপেক্ষা নিকটে থাকে
[ঘ] উভয়মেরু সূর্যের সর্বাপেক্ষা দূরে থাকে

৩৭১. সূর্যকে পরিক্রমণকালে পৃথিবী সবসময় কত কোণে হেলে থাকে? (জ্ঞান)
✅ ২৩. ৫°
[খ] ৬৬. ৫°
[গ] ৯০°
[ঘ] ১৮০°

৩৭২. উত্তর গোলার্ধে কোন তারিখে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়? (জ্ঞান)
[ক] ২২ মার্চ
✅ ২১ জুন
[গ] ২৩ সেপ্টেম্বর
[ঘ] ২২ ডিসেম্বর

৩৭৩. কত তারিখে দক্ষিণ গোলার্ধে রাত সবচেয়ে বড় হয়? (জ্ঞান)
[ক] ২৩ সেপ্টেম্বর
[খ] ২২ ডিসেম্বর
[গ] ২২ মার্চ
✅ ২১ জুন

৩৭৪. উত্তর গোলার্ধে ২৩ সেপ্টেম্বরকে কী বলা হয়? (অনুধাবন)
[ক] গ্রীষ্মকাল
[খ] বসন্ত বিষুব
✅ শারদ বিষুব
[ঘ] উত্তর অয়নান্ত

৩৭৫. পৃথিবীর মেরুরেখাটি কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? (জ্ঞান)
[ক] ৬৫°
[খ] ৬৫. ৫°
[গ] ৬৬°
✅ ৬৬. ৫°

৩৭৬. কখন থেকে উত্তর গোলার্ধের বেশি অংশে সূর্যের আলো পড়ে? (জ্ঞান)
[ক] ২১ ফেব্রুয়ারির পর
[খ] ২১ এপ্রিলের পর
[গ] ২১ নভেম্বরের পর
✅ ২১ জুনের পর

৩৭৭. নিরক্ষরেখায় পৃথিবীর বেগ বেশি কেন? (অনুধাবন)
[ক] নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে
[খ] নিরক্ষরেখায় সূর্যের উত্তাপ বেশি থাকে বলে
✅ নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি বলে
[ঘ] নিরক্ষরেখায় জলভাগ বেশি বলে

৩৭৮. সূর্যকে পরিক্রমণকালে পৃথিবী কীভাবে ঘুরে? (অনুধাবন)
[ক] ২৬. ৫০ কোণে হেলে
✅ ৬৬. ৫০ কোণে হেলে
[গ] ২৩. ৫০ কোণে হেলে
[ঘ] ৯০০ কোণে হেলে

৩৭৯. কোন সময়কাল পর্যন্ত সূর্যের অবস্থান দক্ষিণ গোলার্ধে থাকে? (জ্ঞান)
[ক] ২১ মার্চ - ২৩ সেপ্টেম্বর
[খ] ২১ জুন - ২২ ডিসেম্বর
✅ ২৩ সেপ্টেম্বর - ২১ মার্চ
[ঘ] ২২ ডিসেম্বর - ২১ জুন

৩৮০. কোথায় আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি? (জ্ঞান)
[ক] মেরু অঞ্চলে
✅ নিরক্ষরেখায়
[গ] মকরক্রান্তি রেখায়
[ঘ] কর্কটক্রান্তি রেখায়

৩৮১. কত তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়? (জ্ঞান)
[ক] ২১ জুন
[খ] ২৩ সেপ্টেম্বর
✅ ২২ ডিসেম্বর
[ঘ] ২১ মার্চ

৩৮২. কোন তারিখে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়? (জ্ঞান)
[ক] ২১ মার্চ
[খ] ২১ জুন
[গ] ২৩ সেপ্টেম্বর
✅ ২২ ডিসেম্বর

৩৮৩. ২২ ডিসেম্বর তারিখে সূর্য পৃথিবীর কোন স্থানে লম্বভাবে কিরণ দেয়? (জ্ঞান)
[ক] ২৩. ৫° উত্তর অক্ষাংশে
✅ ২৩. ৫° দক্ষিণ অক্ষাংশে
[গ] ৯০° উত্তর অক্ষাংশে
[ঘ] ৯০° দক্ষিণ অক্ষাংশে

৩৮৪. কোন তারিখে সূর্যরশ্মি মকরক্রান্তির উপর লম্বভাবে পতিত হয়? (জ্ঞান)
[ক] ২১ জুন
[খ] ২৩ সেপ্টেম্বর
✅ ২২ ডিসেম্বর
[ঘ] ২১ মার্চ

৩৮৫. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় কেন? (অনুধাবন)
✅ উত্তরমেরু ও সূর্য থেকে সমান দূরত্বে থাকে
[খ] উত্তর ও দক্ষিণ গোলার্ধের উভয়টিই সূর্যের কাছাকাছি থাকে
[গ] দক্ষিণ গোলার্ধ সবচেয়ে দূরে থাকে
[ঘ] পৃথিবী সূর্য থেকে সমান দূরত্বে থাকে

৩৮৬. ২৩ সেপ্টেম্বর দিনের বেলায় পৃথিবীতে যে তাপ আসে রাতের বেলা একই তাপ বিকিরিত হয়ে যায়-এ থেকে কী প্রমাণ হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] ঐ তারিখে কোনো তাপ থাকে না
[খ] ঐ তারিখে রাতের তাপমাত্রা ০° সে. হয়ে যায়
✅ ঐ তারিখ ঠাণ্ডা গরমের পরিমাণ সমান থাকে
[ঘ] ঐ দিন মকরক্রান্তি অঞ্চলে রাতের দৈর্ঘ্য দীর্ঘ হয়

৩৮৭. কোন দিনটিকে বাসন্তবিষুব বা মহাবিষুব বলা হয়? (জ্ঞান)
✅ ২১ মার্চ
[খ] ২১ জুন
[গ] ২৩ আগস্ট
[ঘ] ২২ ডিসেম্বর

৩৮৮. পৃথিবীর কোন গতির ফলে দিবারাত্রির হ্রাস-বৃদ্ধি হয়? (জ্ঞান)
[ক] আ‎হ্নিক গতি
✅ বার্ষিক গতি
[গ] ঘূর্ণন গতি
[ঘ] দোল গতি

৩৮৯. রাতের আকাশে পূর্ব থেকে পশ্চিমে নক্ষত্রগুলোর অবস্থান পরিবর্তন হতে হতে ঠিক এক বছর পর আদি স্থানে ফিরে আসে। এ থেকে কী বোঝা যায়? (প্রয়োগ)
[ক] পৃথিবীর আ‎হ্নিক গতি আছে
[খ] পৃথিবীর আকৃতি গোলাকার
[গ] পৃথিবী আপন মেরুরেখায় ঘোরে
✅ পৃথিবীর বার্ষিক গতি আছে

৩৯০. তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয় ভাগে ভাগ করা হয়? (জ্ঞান)
[ক] তিন
✅ চার
[গ] পাঁচ
[ঘ] ছয়

৩৯১. ২১ জুন তারিখে উত্তর গোলার্ধে কোন ঋতু বিরাজ করে? (অনুধাবন)
✅ গ্রীষ্মকাল
[খ] শীতকাল
[গ] শরৎকাল
[ঘ] বসন্তকাল

৩৯২. কোন দিনটিতে সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায়? (জ্ঞান)
[ক] ২১ মার্চ
✅ ২১ জুন
[গ] ২৩ সেপ্টেম্বর
[ঘ] ২২ ডিসেম্বর

৩৯৩. কোন তারিখে সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে? (জ্ঞান)
✅ ২১ জুন
[খ] ২৩ সেপ্টেম্বর
[গ] ২২ ডিসেম্বর
[ঘ] ২১ মার্চ

৩৯৪. কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়? (জ্ঞান)
[ক] ২১ মার্চ
[খ] ২১ জুন
✅ ২৩ সেপ্টেম্বর
[ঘ] ২২ ডিসেম্বর

৩৯৫. ২৩ সেপ্টেম্বর উত্তর গোলার্ধে কোন ঋতু বিরাজ করে? (জ্ঞান)
[ক] গ্রীষ্মকাল
[খ] শীতকাল
[গ] বসন্তকাল
✅ শরৎকাল

৩৯৬. কোন তারিখে দক্ষিণ গোলার্ধে বসন্তকাল? (জ্ঞান)
[ক] ২১ মার্চ
✅ ২৩ সেপ্টেম্বর
[গ] ২১ জুন
[ঘ] ২৩ ডিসেম্বর

৩৯৭. ইমরান ১২ জানুয়ারি অস্ট্রেলিয়ায় গিয়ে লক্ষ করে সেখানে গ্রীষ্ম ঋতু বিরাজ করছে। এ দেশের ভৌগোলিক অবস্থান কোন গোলার্ধে? (প্রয়োগ)
[ক] উত্তর
[খ] পূর্ব
[গ] পশ্চিম
✅ দক্ষিণ

৩৯৮. সূর্যের দক্ষিণায়নের শেষ দিন কোনটি? (জ্ঞান)
[ক] ২১ ডিসেম্বর
✅ ২২ ডিসেম্বর
[গ] ২১ জুন
[ঘ] ২১ মার্চ

৩৯৯. উত্তর গোলার্ধে যখন শীতকাল দক্ষিণ গোলার্ধে তখন কোন কাল বিরাজ করে? (জ্ঞান)
✅ গ্রীষ্ম
[খ] শীত
[গ] বসন্ত
[ঘ] শরৎ

৪০০. সূর্য রশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে কোন তারিখের পড়ে? (অনুধাবন)
✅ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
[খ] ২২ ডিসেম্বর ও ২৩ সেপ্টেম্বর
[গ] ২১ জুন ও ২১ মার্চ
[ঘ] ২১ জুন ও ২২ ডিসেম্বর

৪০১. নিরক্ষরেখায় লম্বভাবে সূর্যালোক পড়লে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হওয়ার কারণ কী? (অনুধাবন)
[ক] নিরক্ষরেখা সুমেরুবৃত্তে অবস্থিত
[খ] পৃথিবী নিরক্ষরেখাকে দুই ভাগ করেছে
[গ] নিরক্ষরেখা কুমেরুবৃত্তের মাঝখানে অবস্থিত
✅ নিরক্ষরেখা পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত

৪০২. উত্তর গোলার্ধে যখন বসন্তকাল দক্ষিণ গোলার্ধে তখন কোন ঋতু বিরাজ করে? (প্রয়োগ)
[ক] বসন্ত
[খ] গ্রীষ্ম
✅ শরৎ
[ঘ] শীত

৪০৩. পৃথিবীর আবর্তনের পথ উপবৃত্তাকার হওয়ায় কী হচ্ছে? (অনুধাবন)
[ক] দিনরাত হচ্ছে
[খ] সমুদ্রস্রোত হচ্ছে
✅ ঋতু পরিবর্তন হচ্ছে
[ঘ] জোয়ার ভাটা হচ্ছে

৪০৪. পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] ৫১০,১০০,৪২২২ কিলোমিটার
[খ] ৫২,২৩,৮১,৫০০ কিলোমিটার
[গ] ৫৪,৫১,৪২৮০০ কিলোমিটার
✅ ৯৩,৮০,৫১,৮২৭ কিলোমিটার

৪০৫. ঋতু বৈচিত্র্যের কারণ কী? (অনুধাবন)
✅ সূর্যের চারদিকে পৃথিবীর পরিভ্রমণ
[খ] পৃথিবীর চারদিকে চন্দ্রের পরিক্রমণ
[গ] নিজ মেরুরেখায় পৃথিবীর ঘূর্ণন
[ঘ] নক্ষত্রদের অভ্যন্তরীণ আকর্ষণ বল

৪০৬. কখন সূর্য পৃথিবীর নিকটে অবস্থান করে? (জ্ঞান)
✅ ১-৩ জানুয়ারি
[খ] ১-৪ ফ্রেবুয়ারি
[গ] ১-৩ মার্চ
[ঘ] ১-৪ জুলাই

৪০৭. যখন সূর্য পৃথিবীর নিকটতম স্থানে থাকে তখন তাকে কী বলে? (জ্ঞান)
[ক] বাসন্ত বিষুব
[খ] শারদ বিষুব
✅ অনুসূর
[ঘ] অপসূর

৪০৮. বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থান করছে? (অনুধাবন)
[ক] দক্ষিণ
✅ উত্তর
[গ] পূর্ব
[ঘ] পশ্চিম

৪০৯. ২১ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর উত্তর মেরুতে অবিরত ৬ মাস দিন থাকে কেন? (জ্ঞান)
✅ সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় বলে
[খ] সূর্য মকরক্রান্তির উপর লম্ভভাবে কিরণ দেয় বলে
[গ] সূর্য বিষুবরেখায় লম্বভাবে কিরণ দেয় বলে
[ঘ] সূর্য মূল মধ্যরেখায় লম্ভভাবে কিরণ দেয় বলে

৪১০. মহাকাশ সম্পর্কে প্রযোজ্য উক্তি কোনটি? (অনুধাবন)
[ক] সূর্য প্রতিদিন পশ্চিম আকাশে একই জায়গায় অস্ত যায়
[খ] সূর্য প্রতিদিন পূর্ব আকাশে একই জায়গায় ওঠে
[গ] চাঁদের মহাকর্ষ বলের প্রভাবে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে
✅ আকাশে নক্ষত্রগুলোর পূর্ব থেকে পশ্চিমে অবস্থান পরিবর্তন হয়

৪১১. কোন গতির প্রভাবে পৃথিবীর উত্তর ও দক্ষিণমেরু একটু চাপা এবং মধ্যভাগ সামান্য স্ফীত হয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] আপেক্ষিক
[খ] পরম
✅ আবর্তন
[ঘ] বার্ষিক

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪১২. আহ্নিক গতি প্রভাব বিস্তার করে- (অনুধাবন)
i. সমুদ্র স্রোতের ওপর
ii. বায়ুপ্রবাহের ওপর
iii. পৃথিবীর গতির ওপর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১৩. দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়ে থাকে- (অনুধাবন)
i. দ্রাঘিমার পার্থক্যের জন্য
ii. পৃথিবীর গোলাকার আকৃতির জন্য
iii. আহ্নিক গতির জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪১৪. পৃথিবীর আ‎হ্নিক গতি প্রায় শূন্যের কাছাকাছি- (অনুধাবন)
i. উত্তর মেরুতে
ii. দক্ষিণ মেরুতে
iii. নিরক্ষরেখায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১৫. ২২ জুন থেকে দুই মেরু ও সূর্যের সাথে যেরূপ সম্পর্ক বিরাজ করে- (অনুধাবন)
i. উত্তর মেরু থেকে সূর্য দূরে সরতে থাকে
ii. উত্তর মেরু সূর্যের নিকট আসতে থাকে
iii. দক্ষিণ মেরু সূর্যের নিকট আসতে থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১৬. পৃথিবীর আবর্তন গতির জন্য পরিবর্তন ঘটছে- (অনুধাবন)
i. বায়ুপ্রবাহের
ii. জলীয় বাষ্পের
iii. সমুদ্রস্রোতের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১৭. পৃথিবী তার নিজের অক্ষে না ঘুরে যদি স্থির থাকত তবে- (অনুধাবন)
i. গাছপালা দ্রুত বৃদ্ধি পেত
ii. একটি নির্দিষ্ট স্থান মরুপ্রায় হয়ে পড়ত
iii. কোনো কোনো স্থান সবসময় অন্ধকার থাকত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১৮. ২১ জুন মধ্যা‎হ্নে ২৩.৫° উত্তর অক্ষাংশে- (অনুধাবন)
i. সূর্যকিরণ লম্বভাবে পতিত হয়
ii. দীর্ঘতম দিন
iii. ক্ষুদ্রতম রাত্রি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪১৯. উত্তর গোলার্ধে জানুয়ারি মাসে সর্বনিম্ন এবং জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা থাকে। এর কারণ- (উচ্চতর দক্ষতা)
i. সময়ভেদে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য
ii. দিন ও রাতের দৈর্ঘ্যরে পার্থক্য
iii. উত্তর ও দক্ষিণ গোলার্ধের স্থলভাগের আয়তনগত পার্থক্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪২০. সূর্য উত্তর ও দক্ষিণমেরু থেকে সমান দূরত্বে অবস্থান করে- (অনুধাবন)
i. ২৩ সেপ্টেম্বর
ii. ২১ মার্চ
iii. ২১ জুন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪২১. পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও প্রাণিকুল তা অনুভব করে না, কারণ- (অনুধাবন)
i. প্রাণিকুল পৃথিবীর সাথে একই গতিতে আবর্তন করছে
ii. প্রাণিকুলকে পৃথিবী অভিকর্ষ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে
iii. পৃথিবীর আয়তনের তুলনায় প্রাণিকুল অত্যন্ত ক্ষুদ্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২২. পৃথিবী নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে তার প্রমাণ হলো- (অনুধাবন)
i. মহাকাশযানের পাঠানো পৃথিবীর ছবি
ii. পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু একটু চাপা এবং মধ্যভাগ সামান্য স্ফীত
iii. সমুদ্রস্রোত এবং বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২৩. পৃথিবীর দিবারাত্রির হ্রাস-বৃদ্ধির প্রকৃত কারণ- (অনুধাবন)
i. পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ
ii. পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি
iii. পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২৪. বাংলাদেশে জুন মাসের দিকে বেশি গরম অনুভূত হয় কেন? (অনুধাবন)
i. দিনের দৈর্ঘ্য বেশি হয় বলে
ii. কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে সূর্যরশ্মি পতিত হয় বলে
iii. দিনে যে তাপ গৃহীত হয় রাতে পুরোটা বিকিরিত হয় না বলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২৫. ঋতু পরিবর্তনের কারণ- (অনুধাবন)
i. সূর্যের তাপের পার্থক্য
ii. পৃথিবীর গোল আকার
iii. পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ i, ii ও iii

৪২৬. ২১ জুন পৃথিবীর- (অনুধাবন)
i. দক্ষিণ মেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে
ii. উত্তর মেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে
iii. উভয় মেরু সূর্যের সর্বাপেক্ষা নিকটে থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

৪২৭. তির্যকভাবে পতিত সূর্য রশ্মির বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে
ii. অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে
iii. অধিক বায়ুস্তর ভেদ করে আসে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪২৮. বার্ষিক গতি ভূপৃষ্ঠে যেভাবে ভূমিকা রাখে-
i. জোয়ার-ভাটা সৃষ্টি করে
ii. তাপের তারতম্য ঘটিয়ে
iii. ঋতু পরিবর্তন ঘটিয়ে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও iii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের চিত্রের ভিত্তিতে ৪২৯ ও ৪৩০ নং প্রশ্নের উত্তর দাও :

৪২৯. প্রদত্ত চিত্রটি দিয়ে কী বোঝানো হয়েছে? (প্রয়োগ)
[ক] ঋতু পরিবর্তন
✅ দিনরাত্রি সংঘটন
[গ] দিনরাত্রির হ্রাসবৃদ্ধি
[ঘ] পৃথিবীর আবর্তন

৪৩০. চিত্রে প্রদর্শিত গতির অভাবে পৃথিবীর- (উচ্চতর দক্ষতা)
i. একদিক চিরকাল অন্ধকার থাকত
ii. একদিক চিরকাল আলোকিত থাকত
iii. গাছপালা জন্মাত না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৩১ ও ৪৩২ নং প্রশ্নের উত্তর দাও :
রাবুর বাবা দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিনের কথা বললেন, আজ থেকে ছয় মাস পর সূর্য উত্তর-পূর্ব কোণে উঠবে।

৪৩১. রাবুর বাবা কী সম্পর্কে ইঙ্গিত দিলেন? (প্রয়োগ)
[ক] আহ্নিক গতি
[খ] শীতকাল
✅ বার্ষিক গতি
[ঘ] গ্রীষ্মকাল

৪৩২. রাবুর বাবার নির্দেশিত দিনে- (উচ্চতর দক্ষতা)
i. উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হবে
ii. দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট হবে
iii. উত্তর গোলার্ধে রাত সবচেয়ে বড় হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 পরিচ্ছেদ- ৩. ৪ : জোয়ার-ভাটা
◈ সমুদ্রের পানির নিয়মিত ফুলে উঠা ও নেমে যাওয়াকে বলে- জোয়ার-ভাটা।
◈ জোয়ার-ভাটা হয়- প্রতি ৬ ঘণ্টা ১৩ মিনিট পর পর।
◈ জোয়ার-ভাটা হয়- পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ।
◈ পৃথিবীর এক পার্শ্বে চাঁদ ও অপর পার্শ্বে সূর্য অবস্থান করে- পূর্ণিমা তিথিতে।
◈ ফ্রান্সের ল্যারান্স ও ভারতের বান্ডালা বন্দরে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়- ভাটার স্রোতকে কাজে লাগিয়ে।
◈ জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে তৈরি করা হয়- লবণ।
◈ নদীখাত গভীর হয়- জোয়ার-ভাটার স্রোতে।
◈ সমদ্রের মোহনা থেকে নদীসমূহের গতিপথে কয়েক কিলোমিটার পর্যন্ত অনুভূত হয়- জোয়ার ভাটা।
◈ বাংলাদেশে জোয়ারের প্রবল বান হতে দেখা যায়- বর্ষাকালের অমাবশ্যায়।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৩৩. বাংলাদেশের পতেঙ্গা ও মংলা সমুদ্রবন্দর সচল রাখতে নিচের কোনটি ভূমিকা রাখছে? (অনুধাবন)
✅ জোয়ার-ভাটা
[খ] কেন্দ্রাতিগ শক্তি
[গ] উষ্ণ সমুদ্রস্রোত
[ঘ] সমুদ্র বায়ুপ্রবাহ

৪৩৪. কত ঘণ্টায় সমুদ্রের পানি একবার নিয়মিতভাবে ওঠানামা করে? (জ্ঞান)
[ক] সাড়ে ৫
[খ] সাড়ে ১০
✅ সাড়ে ১২
[ঘ] সাড়ে ১৪

৪৩৫. কত ঘণ্টা পরপর জোয়ার-ভাটা হয়? (জ্ঞান)
[ক] ৬ ঘণ্টা ৩০ মিনিট
✅ ৬ ঘণ্টা ১৩ মিনিট
[গ] ১২ ঘণ্টা ৩০ মিনিট
[ঘ] ১২ ঘণ্টা ১৩ মিনিট

৪৩৬. সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিনই একটি সময়ে ধীরে ধীরে ফুলে ওঠে। পানির এ ফুলে ওঠা বা স্ফীতিকে কী বলে? (জ্ঞান)
✅ জোয়ার
[খ] ভাটা
[গ] জোয়ার ও ভাটা
[ঘ] পূর্ণিমা

৪৩৭. সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিনই ফুলে ওঠার পর আবার নেমে যায়। পানির এ নেমে যাওয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] জোয়ার
✅ ভাটা
[গ] জোয়ার ও ভাটা
[ঘ] অমাবস্যা

৪৩৮. সমুদ্রের মধ্যভাগে পানি সাধারণত কত ফুট উঁচু-নিচু হয়? (জ্ঞান)
[ক] ১-২
[খ] ২-৩
✅ ১-৩
[ঘ] ২-৪

৪৩৯. সমুদ্রের কোন অংশে পানিরাশি অনেক উঁচু-নিচু হয়? (জ্ঞান)
[ক] উপরিভাগে
✅ উপকূলের নিকটে
[গ] মধ্যভাগে
[ঘ] অভ্যন্তরভাগে

৪৪০. প্রধানত কয়টি কারণে জোয়ার-ভাটার সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] পাঁচ
[খ] চার
[গ] তিন
✅ দুই

৪৪১. পৃথিবীর সকল পদার্থের একে অপরের আকর্ষণকে কী বলে? (জ্ঞান)
✅ মহাকর্ষণ শক্তি
[খ] আণবিক শক্তি
[গ] কেন্দ্রাতিক শক্তি
[ঘ] অভিকর্ষ শক্তি

৪৪২. সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] মহাকাশে এগুলো নক্ষত্র, উপগ্রহ ও গ্রহ বলে
[খ] পৃথিবী পৃষ্ঠের সাথে বায়ুমণ্ডল লেপ্টে আছে বলে
[গ] মহাকাশে এগুলো একই জড়বস্তু থেকে উৎপত্তি বলে
✅ মহাকাশের প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে বলে

৪৪৩. বস্তুসমূহের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেলে মহাকর্ষ শক্তি কী হয়? (অনুধাবন)
[ক] তারতম্য হয় না
[খ] দ্বিগুণ কমে যায়
✅ কমে যায়
[ঘ] বেড়ে যায়

৪৪৪. সূর্য-চন্দ্র অপেক্ষা কী পরিমাণ বড়? (জ্ঞান)
✅ ২. ৬০ কোটি গুণ
[খ] ০. ২৬ কোটি গুণ
[গ] ৬. ২০ কোটি গুণ
[ঘ] ২০. ৬ কোটি গুণ

৪৪৫. পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বেশি কেন? (অনুধাবন)
✅ চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকটে বলে
[খ] সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেক কম বলে
[গ] চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ বলে
[ঘ] চাঁদ ও পৃথিবী সূর্য নামের নক্ষত্রের অধীন বলে

৪৪৬. প্রধানত কোন জ্যোতিষ্কের আকর্ষণে সমুদ্রের জল ফুলে ওঠে বা জোয়ার হয়? (জ্ঞান)
[ক] সূর্য
✅ চাঁদ
[গ] উল্কা
[ঘ] ধূমকেতু

৪৪৭. জোয়ার কখন অত্যন্ত প্রবল হয়? (অনুধাবন)
[ক] যখন চাঁদ ও সূর্য সমকোণে থাকে
[খ] যখন চাঁদ ও সূর্য পৃথিবীর বিপরীত দিকে থাকে
✅ যখন চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকে
[ঘ] যখন চাঁদ ও সূর্য পৃথিবীর সাথে বিপ্রতীপ কোণে থাকে

৪৪৮. কিসের প্রভাবে তরল জলরাশি কঠিন ভূভাগ হতে বিচ্ছিন্ন হতে চায়? (অনুধাবন)
[ক] মহাকর্ষণ শক্তি
✅ কেন্দ্রাতিগ শক্তি
[গ] সূর্যের আকর্ষণ
[ঘ] অভিকর্ষ বল

৪৪৯. সমুদ্রে জোয়ার সৃষ্টির জন্য কোন বল মুখ্য ভূমিকা পালন করে? (জ্ঞান)
[ক] ঘর্ষণ
[খ] আকর্ষণ
[গ] তড়িৎ চুম্বকীয়
✅ কেন্দ্রাতিগ

৪৫০. পৃথিবীর নিজ মেরুরেখায় যে কেন্দ্রাতিগ শক্তির উদ্ভব হয় তা কী সৃষ্টিতে ভূমিকা রাখে? (জ্ঞান)
✅ জোয়ার
[খ] ভাটা
[গ] ত্বরণ
[ঘ] বল

৪৫১. আঙ্গুলের মাথায় একটি সুতা বেঁধে সুতার অপর প্রান্তে ছোট বল বেঁধে ঘুরালে বলটি ছিটকে যেতে চায়। এটি কোন ধরনের শক্তি? (প্রয়োগ)
[ক] মহাকর্ষ
✅ কেন্দ্রাতিগ
[গ] মাধ্যাকর্ষণ
[ঘ] অভিকর্ষ

৪৫২. চাঁদের আবর্তনকালে পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয়, সেখানে চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি। এর প্রভাব কী পড়বে? (অনুধাবন)
✅ মূখ্য জোয়ার হবে
[খ] গৌণ জোয়ার হবে
[গ] জলোচ্ছ্বাস হবে
[ঘ] ভাটা হবে

৪৫৩. কখন চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে থাকে? (অনুধাবন)
[ক] পূর্ণিমা তিথিতে
[খ] সপ্তমী তিথিতে
[গ] উভয় তিথিতে
✅ অমাবস্যা তিথিতে

৪৫৪. কোন তিথিতে পৃথিবীর একপাশে চাঁদ ও অপর পাশে সূর্য অবস্থান করে?
(অনুধাবন)
✅ পূর্ণিমা
[খ] অমাবস্যা
[গ] অষ্টমী
[ঘ] সপ্তমী

৪৫৫. চন্দ্র, সূর্য ও পৃথিবীর অবস্থান একই সরলরেখায় অবস্থান করলে নিচের কোনটি সংঘটিত হয়? (প্রয়োগ)
[ক] মরাকটাল
[খ] জোয়ার-ভাটা
[গ] লোটাইড়
✅ তেজকটাল

৪৫৬. সপ্তমী ও অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে কীরূপে অবস্থান করে? (জ্ঞান)
[ক] সমান্তরালে
[খ] সমসূত্রে
[গ] একই পাশে
✅ সমকোণে

৪৫৭. ভরাকটাল ও মরাকটাল মাসে কয়বার হয়? (জ্ঞান)
[ক] ৪
✅ ২
[গ] ৫
[ঘ] ৩

৪৫৮. পৃথিবীকে প্রদক্ষিণ করতে চন্দ্রের কত দিন সময় লাগে? (অনুধাবন)
[ক] ১০
✅ ২৭
[গ] ৭
[ঘ] ৩৬৫

৪৫৯. পৃথিবীর একবার আবর্তনকালে চন্দ্র কী পরিমাণ পথ অতিক্রম করে? (জ্ঞান)
[ক] ৬০
[খ] ২৫০
✅ ১৩০
[ঘ] ৩০০

৪৬০. মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যবর্তী সময়ের পার্থক্য কত? (জ্ঞান)
✅ ১২ ঘণ্টা ২৬ মিনিট
[খ] সাড়ে ১২ ঘণ্টা
[গ] ১২ ঘণ্টা ৪৩ মিনিট
[ঘ] ২৪ ঘণ্টা

৪৬১. কতক্ষণ পর পর জোয়ার-ভাটা হয়? (জ্ঞান)
✅ ৬ ঘণ্টা ১৩ মিনিট
[খ] সাড়ে ৬ ঘণ্টা
[গ] ১২ ঘণ্টা ১৩ মিনিট
[ঘ] সাড়ে ১২ ঘণ্টা

৪৬২. বাংলাদেশের পতেঙ্গা ও মংলা সমুদ্রবন্দর সচল রাখতে নিচের কোনটি ভূমিকা রাখছে? (অনুধাবন)
✅ জোয়ার-ভাটা
[খ] কেন্দ্রাতিগ শক্তি
[গ] উষ্ণ সমুদ্রস্রোত
[ঘ] সমুদ্র বায়ুপ্রবাহ

৪৬৩. সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশিতে দৈনিক কতবার জোয়ার-ভাটা হয়? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ১ বা ২
[ঘ] দুই দিনে ১

৪৬৪. কী উপায়ে প্রাকৃতিকভাবে নদীর আবর্জনা দৈনিক পরিষ্কার হতে পারে? (অনুধাবন)
[ক] বায়ুপ্রবাহের মাধ্যমে
[খ] শুধু ভাটার মাধ্যমে
[গ] প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে
✅ জোয়ার-ভাটার মাধ্যমে

৪৬৫. জোয়ার-ভাটার স্রোতে নদীখাত কীরূপ হয়? (জ্ঞান)
✅ গভীর
[খ] দীর্ঘ
[গ] প্রশস্ত
[ঘ] ভরাট

৪৬৬. শীতপ্রধান দেশে নদীর পানি সহজে জমে যায় না কেন? (অনুধাবন)
[ক] শীতল সমুদ্রস্রোতের কারণে
✅ জোয়ারের পানি নদীতে প্রবেশ করায়
[গ] মহাকর্ষ শক্তির আকর্ষণের কারণে
[ঘ] চাঁদের আকর্ষণের কারণে

৪৬৭. বাংলাদেশের বন্দরগুলোতে জাহাজ সর্বদা প্রবেশ করতে না পারার কারণ কী? (অনুধাবন)
[ক] সবসময় প্রবল স্রোত থাকে বলে
✅ সবসময় জোয়ার থাকে না বলে
[গ] নদীতে বেশিরভাগ সময় বান থাকে বলে
[ঘ] ভাটা বেশি সময় ধরে থাকে বলে

৪৬৮. বন্দরে প্রবেশের পূর্বে জোয়ারের অপেক্ষায় জাহাজগুলো কোথায় নোঙর করে থাকে? (জ্ঞান)
[ক] নদীর উপকূলে
[খ] স্রোতের অভিমুখে
[গ] নদীর তীরে
✅ নদীর মোহনায়

৪৬৯. বঙ্গোপসাগরের জোয়ারের পানি পদ্মা নদীতে কোন স্থানের কাছাকাছি পৌছায়? (জ্ঞান)
✅ গোয়ালন্দের কাছে
[খ] চাঁদপুরের কাছে
[গ] হরিদ্বারের কাছে
[ঘ] মহানন্দার কাছে

৪৭০. বঙ্গোপসাগরের জোয়ারের পানি মেঘনা নদীতে কোন স্থানে গিয়ে পৌঁছে? (জ্ঞান)
[ক] চাঁদপুরের কাছে
[খ] গোমতীর কাছে
✅ ভৈরববাজারের কাছে
[ঘ] ফেনী শহরের কাছে

৪৭১. কোন সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে পরবর্তীতে শুকিয়ে লবণ তৈরি করা হয়? (জ্ঞান)
[ক] বর্ষা
✅ জোয়ার
[গ] গরমের
[ঘ] ভাটার সময়

৪৭২. কখন সমুদ্রের পানি বানের সৃষ্টি করে? (জ্ঞান)
[ক] মরাকটালের সময়
[খ] মুখ্য জোয়ারের সময়
✅ ভরাকটালের সময়
[ঘ] গৌণ জোয়ায়ের সময়

৪৭৩. বানের পানির উচ্চতা কত হয়? (জ্ঞান)
[ক] ১-২ ফুট হতে ৩০ ফুট
✅ ৩-৪ ফুট হতে ৪০ ফুট
[গ] ৫-৬ ফুট হতে ৫০ ফুট
[ঘ] ৭-৮ ফুট হতে ৪০ ফুট

৪৭৪. বাংলাদেশে কোন ঋতুতে প্রবল বান হতে দেখা যায়? (জ্ঞান)
[ক] গ্রীষ্মকালে
✅ বর্ষাকালে
[গ] বসন্তকালে
[ঘ] শীতকালে

৪৭৫. যে নদীর মোহনা সংকীর্ণ বা সম্মুখে বালির বাঁধ থাকে সেসব নদীতে কী হয়ে থাকে? (অনুধাবন)
[ক] প্রবল স্রোত
[খ] প্রবল জোয়ার
[গ] প্রবল ভাটা
✅ প্রবল বান

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৭৬. জোয়ার-ভাটার সৃষ্টির কারণগুলো হলো- (অনুধাবন)
i. চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব
ii. পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিগ শক্তির প্রভাব
iii. বায়ুমণ্ডলের আয়নমণ্ডলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] র
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

৪৭৭. জোয়ার ও ভাটার ফলে-
i. আবর্জনা সাগরে গিয়ে পড়ে
ii. সেচ কাজের সুবিধা হয়
iii. ব্যবসা-বাণিজ্যে উপকার হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭৮. জোয়ার-ভাটার প্রভাব- (অনুধাবন)
i. জলবিদ্যুৎ উৎপাদন করা যায়
ii. নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না
iii. অনেক সময় নৌকা, লঞ্চ ডুবে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭৯. জোয়ার-ভাটা প্রভাবিত করে- (অনুধাবন)
i. মহাকর্ষ শক্তি
ii. কেন্দ্রাতিগ শক্তি
iii. শীতল ও উষ্ণ সমুদ্রস্রোত

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৪৮০. চন্দ্র ও সূর্য অবিরাম আকর্ষণ করে ভূপৃষ্ঠের- (অনুধাবন)
i. বায়ুমণ্ডলকে
ii. জলভাগকে
iii. স্থালভাগকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮১. প্রবল বানের যৌক্তিক বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. এটি সপ্তমী তিথিতে হয়
ii. এটি তেজকটালের সময় হয়
iii. এসময় পানি মূলভাগে প্রবেশ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮২. কেন্দ্রাতিগ শক্তি অধিক হয়- (অনুধাবন)
i. পৃথিবীর আবর্তনের প্রভাবে
ii. সূর্যের আবর্তনের প্রভাবে
iii. চন্দ্রের আবর্তনের প্রভাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮৩. কেন্দ্রাতিগ শক্তির ফলে পৃথিবীতে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
i. জলরাশি ভূখণ্ড হতে বিচ্ছিন্ন হতে চায়
ii. বস্তু পরস্পরকে কম আকর্ষণ করে
iii. জলরাশি সর্বদা বাইরে ছিটকে যায়

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের চিত্রটি পর্যবেক্ষণ করে ৪৮৪ ও ৪৮৫ নং প্রশ্নের উত্তর দাও :

৪৮৪. চিত্রের ‘H’ অংশের জোয়ারকে কী বলে? (প্রয়োগ)
✅ মূখ্য
[খ] গৌণ
[গ] বিক্ষিপ্ত
[ঘ] সামান্য

৪৮৫. চিত্রের প্রক্রিয়াটি সংঘটনে ভূমিকা রাখে- (উচ্চতর দক্ষতা)
i. চন্দ্র ও সূর্যের মহাকর্ষ শক্তি
ii. পৃথিবীর কেন্দ্রাতিগ শক্তি
iii. পানির ঘর্ষণ বল

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৮৬ ও ৪৮৭ নং প্রশ্নের উত্তর দাও :
শিলা গতকাল নৌকাভ্রমণে খেয়াল করল নদীর পাশের একটি পানিবিদ্যুৎ কেন্দ্রে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন চললেও ঐ স্থানে নৌকার গতি কমে গেল।

৪৮৬. শিলার দেখা বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় কোন কাঁচামাল ব্যবহার করা হচ্ছে? (প্রয়োগ)
[ক] জোয়ারের পানি
✅ ভাটার স্রোত
[গ] নদীর স্থির পানি
[ঘ] নদীর ঢেউ

৪৮৭. শিলার দেখা উক্তরূপ বিদ্যুৎ কেন্দ্র- (উচ্চতর দক্ষতা)
i. ল্যারান্স বিদ্যুৎ কেন্দ্র
ii. বান্ডালা বিদ্যুৎ কেন্দ্র
iii. শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide