SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৪ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
চতুর্দশ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 Bangladesh and Global Studies Guide and SSC Exam Preparation
Bangladesh and Global Studies Chapter-14
Bangladesh and Global Studies
MCQ
Question and Answer pdf download

বাংলাদেশের সামাজিক পরিবর্তন

১. নিচের কোনটি সমাজ পরিবর্তনের সাংস্কৃতিক উপাদান?
[ক] বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব
[খ] জনসংখ্যার ঘনত্ববৃদ্ধি
✅ সমবায় আন্দোলন
[ঘ] পোশাক শিল্পের সম্প্রসারণ

২. নগরায়ণ কী?
✅ গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন গ্রহণ প্রক্রিয়া
[খ] শিল্প সম্প্রসারণের ধারাবাহিক উপায়
[গ] নগর সভ্যতা গড়ে তোলার পদ্ধতি
[ঘ] অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রক্রিয়া

৩. বাংলাদেশের নারী শিক্ষায় সাম্প্রতিক পরিবর্তনের কারণ হলো-
i. বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
ii. মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা
iii. উপবৃত্তি কার্যক্রমের প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
চন্দন নগর একসময় নারীশিক্ষায় অনেক পিছিয়েছিল। বিদ্যালয়গুলোতে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলে শিক্ষার্থীর অর্ধেকেরও কম ছিল। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে বিদ্যালয় উপস্থিতি, পরীক্ষায় কৃতিত্ব ও অন্যান্য ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীরা অনেক এগিয়ে।

৪. চন্দন নগরে নারী শিক্ষার পরিবর্তনের কারণ-
i. পিতা-মাতার সচেতনতা বৃদ্ধি
ii. সরকারি-বেসরকারি পদক্ষেপ
iii. প্রযুক্তির উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫. চন্দন নগরে নারী শিক্ষার পশ্চাদপদতার কারণ-
i. অজ্ঞতা ও অশিক্ষা
ii. শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা
iii. আর্থসামাজিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

বাংলাদেশ ও বিশ্বপরিচয় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. নিচের কোনটি সামাজিক অবকাঠামো?
[ক] সেচ ব্যবস্থা
[খ] ব্যাংক
✅ হাসপাতাল
[ঘ] মোবাইল ফোন

২. সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান কোনটি?
[ক] শিক্ষা
[খ] নদী ভাঙ্গা
✅ যোগাযোগ
[ঘ] শিল্পায়ন

৩. কোনটি মানুষের সমাজ জীবনের মূল বিষয়?
[ক] বিবাহ
✅ মূল্যবোধ
[গ] আচরণ
[ঘ] মিথষ্ক্রিয়া

৪. ব্যাপক নগরায়ণ বলতে কী বোঝায়?
✅ ক্রমশ গ্রামগুলো শহরে রূপান্তরিত হওয়া
[খ] নাগরিক সুবিধা বৃদ্ধি পাওয়া
[গ] যানবাহনের পরিমাণ বেড়ে যাওয়া
[ঘ] টিভি ও সিমেনা হল বেড়ে যাওয়া

৫. “সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন”-উক্তিটি কার?
[ক] ম্যাকাইভার
[খ] এরিস্টটল
✅ কিংসলে ডেভিস
[ঘ] ডাল্টন

৬. “মানবীয় সম্পদের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন”- উক্তিটি কার?
✅ ম্যাকাইভার
[খ] কিংসলে ডেভিস
[গ] অগাস্ট কোৎ
[ঘ] এরিস্টটল

৭. সামাজিক পরিবর্তনের ইতিবাচক ভূমিকা রাখছে কোনটি?
✅ বিজ্ঞান শিক্ষা
[খ] জনসংখ্যা বৃদ্ধি
[গ] বহুবিবাহ
[ঘ] রাজনৈতিক অস্থিরতা

৮. নারী উন্নয়ন নীতি কীসের ফসল?
[ক] সরকারের সফলতা
[খ] ধর্মীয় গোঁড়ামি
✅ সামাজিক সচেতনতা
[ঘ] নারী অধিকার আন্দোলন

৯. আত্মনিয়োজিত পেশা কোনটি?
[ক] প্রশাসনে চাকরি
[খ] পোশাক শিল্পে চাকরি
[গ] ঔষধ কোম্পানিতে চাকরি
✅ হাঁস-মুরগি লালন-পালন

১০. সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কোনটি?
[ক] সংস্কৃতি
[খ] যোগাযোগ
[গ] প্রযুক্তি
✅ শিক্ষা

১১. সমাজ পরিবর্তনের প্রাকৃতিক উপাদান কোনটি?
[ক] মোটরগাড়ি
[খ] বেতার
[গ] টেলিভিশন
✅ নদীভাঙন

১২. কোনটি ব্যতীত আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়?
[ক] যোগাযোগ
[খ] স্বাস্থ্য
[গ] শহরায়ন
✅ শিল্পায়ন

১৩. “সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন।” উক্তিটি কার?
[ক] ম্যাকাইভার
[খ] গার্নার
✅ কিংসলে ডেভিস
[ঘ] গেটেল

১৪. রমিজা বেগম গত বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। গতমাসে সে একটি স্কুলে পিওনের চাকরিতে যোগদান করেছে। রমিজার এই পরিবর্তনকে বলা হয়-
[ক] শিক্ষার প্রসার
[খ] শিক্ষার উন্নতি
[গ] অজ্ঞতার অবসান
✅ নারীর ক্ষমতায়ন

১৫. নগরায়ণ হচ্ছে-
[ক] নতুন নতুন বাজার সৃষ্টি
[খ] যৌথ পরিবার থেকে একক পরিবারের বিস্তার
✅ শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণ
[ঘ] শিল্পায়নের ফলে কলকারখানার সৃষ্টি

১৬. “মানবীয় সম্পর্কে পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন”- উক্তিটি কার?
[ক] ম্যাকাইভার
✅ কিংসলে ডেভিস
[গ] অগস্ট কোৎ
[ঘ] এরিস্টটল

১৭. শহরাঞ্চলে বস্তি সৃষ্টির একটি অন্যতম কারণ হলো-
[ক] অনাবৃষ্টি
[খ] বন্যা
[গ] খরা
✅ নদীভাঙন

১৮. কোনটি শিল্পায়নের ফল?
✅ নগরায়ণ
[খ] সংস্কৃতি
[গ] শিক্ষা
[ঘ] প্রযুক্তি

১৯. “মানবীয় সম্পর্কে পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন”- কে বলেছেন?
[ক] কিংসলে ডেভিস
✅ ম্যাকাইভার
[গ] মার্কস
[ঘ] ম্যাকাইভার ও পেজ

২০. উপবৃত্তি প্রকল্প চালু করার কারণ কী?
✅ নারী শিক্ষার সম্প্রসারণ
[খ] সামাজিক উন্নয়ন বৃদ্ধি
[গ] দারিদ্র্যতা দূরীকরণ
[ঘ] মহিলাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি

২১. সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান কোনটি?
[ক] প্রাকৃতিক উপাদান
[খ] সাংস্কৃতিক উপাদান
[গ] জৈবিক উপাদান
✅ যোগাযোগ

২২. সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কী?
✅ শিক্ষা
[খ] যোগাযোগ
[গ] প্রযুক্তি
[ঘ] নগরায়ণ

২৩. নিচের কোনটি বাংলাদেশের সমাজের বৈশিষ্ট্য?
[ক] স্থিতিশীল
✅ পরিবর্তনশীল
[গ] গতিশীল
[ঘ] অপরিবর্তনীয়

২৪. কোন সময় থেকে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে?
✅ স্বাধীনতা উত্তরকালীন
[খ] পাকিস্তান আমলে
[গ] মুঘল আমলে
[ঘ] ব্রিটিশ আমলে

২৫. “সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন”- কে বলেছেন?
✅ কিংসলে ডেভিস
[খ] ম্যাকাইভার
[গ] লাস্কি
[ঘ] হোয়াইট

২৬. “মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন”- কে বলেছেন?
✅ ম্যাকাইভার
[খ] কিংসলে ডেভিস
[গ] অগবার্ন
[ঘ] নিমকফ

২৭. সামাজিক পরিবর্তনের গতি কিরূপ?
[ক] দ্রুত
[খ] মন্থর
[গ] মধ্যম
✅ দ্রুত ও মন্থর

২৮. সামাজিক পরিবর্তনের ফলে সমাজের কোন উপাদানসমূহ নতুন গতিলাভ করে?
[ক] ধর্মীয়
[খ] অর্থনৈতিক
✅ সৃজনশীল
[ঘ] গণতান্ত্রিক

২৯. বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান কয়টি?
[ক] ৫
[খ] ৬
✅ ৭
[ঘ] ৮

৩০. নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
✅ অনাবৃষ্টি
[খ] যুদ্ধ
[গ] মূল্যবোধের অবক্ষায়
[ঘ] বেকারত্ব

৩১. বাংলাদেশের শহরাঞ্চলে বস্তি সৃষ্টির অন্যতম কারণ কোনটি?
[ক] বন্যা
[খ] জলোচ্ছ্বাস
[গ] মঙ্গা
✅ নদীভাঙন

৩২. সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান কোনটি?
[ক] নদীভাঙন
[খ] শিক্ষা
✅ জনসংখ্যার ঘনত্ব
[ঘ] মূল্যবোধ

৩৩. প্রযুক্তি কী?
✅ বিজ্ঞানের প্রায়োগিক দিক
[খ] বিজ্ঞানের আনুষঙ্গিক দিক
[গ] বিজ্ঞানের বর্ধিত দিক
[ঘ] বিজ্ঞানের তত্ত্বীয় দিক

৩৪. নিচের কোনটি প্রযুক্তি পরিবর্তনের প্রত্যক্ষ ফল?
[ক] বেকারত্ব
[খ] জনসংখ্যা বৃদ্ধি
[গ] রাজনৈতিক সংঘর্ষ
✅ কাজের দক্ষতা বৃদ্ধি

৩৫. প্রযুক্তির ক্রমোন্নতিতে আমাদের সমাজ ব্যবস্থার পরোক্ষ ফলাফল কোনটি?
[ক] শ্রমিকদের বিশেষ কাজে বিশেষ দক্ষতা অর্জন
[খ] কৃষিক্ষেত্রে উৎপাদন বহুগুণে বেড়ে যাওয়া
✅ দেশের জনগণের মধ্যে বেকারত্ব বৃদ্ধি পাওয়া
[ঘ] সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়া

৩৬. শিল্পায়নের ফলে কী হয়?
✅ নগরায়ণ
[খ] স্থানান্তর
[গ] পরিবর্তন
[ঘ] অবস্থার স্থিতিকরণ

৩৭. শিল্পায়নের ফলে কয়টি শ্রেণির উদ্ভব হয়েছে?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৩৮. নিচের কোনটি শিল্পনগরী হিসেবে পরিচিত?
[ক] সাভার
[খ] গাজীপুর
[গ] মংলা
✅ সিলেটের ছাতক

৩৯. শিল্পায়ন ও নগরায়ণের ফলে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে ভৌগোলিক দূরত্ব কমে গেলেও বেড়ে গেছে কোনটি?
[ক] রাজনৈতিক দূরত্ব
✅ সামাজিক দূরত্ব
[গ] পারিবারিক দূরত্ব
[ঘ] ধর্মীয় দূরত্ব

৪০. কোনটি নারীকে গৃহের বন্দিত্ব থেকে মুক্তি দিয়েছে?
✅ শিল্পায়ন
[খ] শিক্ষা
[গ] পারিবারিক ভাঙন
[ঘ] নেতৃত্ব

৪১. চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
[ক] সিঙ্গাপুর
[খ] সিউল
✅ বেইজিং
[ঘ] টোকিও

৪২. চতুর্থ বিশ্বনারী সম্মেলনে বাংলাদেশ প্রণীত প্রতিবেদন অনুযায়ী মেডিকেল কলেজসমূহে পড়–য়া শিক্ষার্থীর শতকরা কত ভাগ নারী?
[ক] ২৭
[খ] ২৮
✅ ২৯
[ঘ] ৩০

৪৩. প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কত ভাগ নারী শিক্ষার্থী রয়েছে?
[ক] ৮
✅ ৯
[গ] ১৯
[ঘ] ২৯

৪৪. গ্রাম পর্যায়ে নারীরা কোন সংস্থা থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে?
[ক] সরকারি সংস্থা
[খ] বেসরকারি সংস্থা
[গ] ব্র্যাক ব্যাংক
✅ সরকারি কিংবা বেসরকারি সংস্থা

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৪

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৫. সামাজিক পরিবর্তন হচ্ছে-
i. সমাজ
ii. সামাজিক কাঠামো
iii. পুরুষ ও নারী

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

৪৬. শিল্পায়নের ফলে-
i. কাজের সুযোগ বৃদ্ধি পায়
ii. যৌথ পরিবার ভেঙে যায়
iii. বস্তির সংখ্যা বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭. বাংলাদেশের শিল্পের ক্রমোন্নতির ফলে-
i. নারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে
ii. নারীদের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে
iii. সামাজিকভাবে নারীর অবমূল্যায়ন হয়েছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮. শিল্পায়নের ফলে আমাদের সমাজে উদ্ভব হয়েছে-
i. নিম্নবিত্ত শ্রেণির
ii. উচ্চবিত্ত শ্রেণির
iii. মধ্যবিত্ত শ্রেণির

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও :
ফিরোজা বেগম গাজীপুরের নিকট একটি শহরের বস্তিতে বাস করে। সে খুব দরিদ্র। গৃহস্থালি কাজকর্ম ছাড়াও সে গার্মেন্টস কারখানায় কাজ করে। যদিও সে গরিব ও অশিক্ষিত সে তার সন্তানদের লেখাপড়ায় অত্যন্ত যত্নশীল।

৪৯. ফিরোজা বেগমকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি সাহায্য করেছে?
[ক] শিক্ষা
✅ শিল্পায়ন
[গ] প্রযুক্তি
[ঘ] যোগাযোগ

৫০. ফিরোজা বেগম কীভাবে সামাজিক পরিবর্তনে অংশ গ্রহণ করে?
i. গৃহস্থালি কাজকর্ম করে
ii. শিল্প কারখানায় কাজ করে
iii. সন্তানদের লেখাপড়ায় যত্নশীলতার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও :
আলিপুর গ্রামের মানুষ আগে নানা রকম কুসংস্কারে জর্জরিত ছিল। এ থেকে তাদের বের করে আনার জন্য গ্রামের মসজিদের ইমাম পদক্ষেপ নেন। তিনি কুসংস্কারের প্রকৃত কারণ তাদের সামনে তুলে ধরেন। তিনি সবাইকে সচেতন হওয়ার আহবান করেন। এভাবে ধীরে ধীরে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গ্রামের মানুষ আজ সচেতন হয়েছেন।

৫১. অনুচ্ছেদের গ্রামটিতে সামাজিক পরিবর্তনে কোন উপাদানটির সাদৃশ্য পাওয়া যায়?
[ক] প্রাকৃতিক
✅ সাংস্কৃতিক
[গ] জৈবিক
[ঘ] প্রযুক্তি

৫২. ইমাম সাহেব গ্রামের মানুষের মাঝে পরিবর্তন সাধন করেছেন-
i. নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টির মাধ্যমে
ii. নতুন মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে
iii. নতুন আদর্শ সৃষ্টির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

বাংলাদেশ ও বিশ্বপরিচয় অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৩. শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগের পরিবর্তন বাংলাদেশের কোন ক্ষেত্রের উন্নয়ন তরান্বিত করেছে? (অনুধাবন)
✅ সামাজিক ও অর্থনৈতিক
[খ] সামাজিক ও সাংস্কৃতিক
[গ] সাংস্কৃতিক ও রাজনৈতিক
[ঘ] অর্থনৈতিক ও রাজনৈতিক

৫৪. ব্যাপক শিল্পায়ন ও নগরায়ণ কাদের ভূমিকায় পরিবর্তন এনেছে? (জ্ঞান)
✅ নারীদের
[খ] বৃদ্ধদের
[গ] ছাত্রছাত্রীদের
[ঘ] পুরুষদের

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৫. বাংলাদেশের সমাজ ও অর্থনীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে-
i. যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন
ii. শিক্ষার পরিবর্তন
iii. প্রযুক্তির পরিবর্তন

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 সামাজিক পরিবর্তনের ধারণা
◈ সমাজের মৌল ও উপরি কাঠামোর পরিবর্তনই- সামাজিক পরিবর্তন।
◈ সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে- প্রতিটি সমাজের মৌল কাঠামো।
◈ সমাজের উপরি কাঠামো- আইন-কানুন, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি।
◈ সমাজ- পরিবর্তনশীল।
◈ সমাজের মৌল ও উপরি কাঠামোর পরিবর্তনই- সামাজিক পরিবর্তন।
◈ ‘সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন”- সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস এর মত।
◈ সামাজিক পরিবর্তন সম্পর্কে ম্যাকাইভার বলেন- ‘মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন।’
◈ সমাজে বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের আচার-আচরণের পরিবর্তন হলো- সামাজিক পরিবর্তন।
◈ সামাজিক পরিবর্তন সংঘটিত হয়- কখনো মন্থর আবার কখনো দ্রুতগতিতে।
◈ সামাজিক পরিবর্তনের ফলে সমাজের সৃজনশীল কর্মকাণ্ড লাভ করে- নতুন গতি।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৬. সমাজ কাঠামো ও এর কার্য্যাবলির পরিবর্তন কোনটিকে বোঝায়? (জ্ঞান)
✅ সামাজিক পরিবর্তন
[খ] সামাজিক প্রগতি
[গ] সামাজিক বিবর্তন
[ঘ] সামাজিক স্থিতিশীলতা

৫৭. সমাজের মৌল ও উপরি কাঠামোর পরিবর্তনকে কী বলে? (জ্ঞান)
[ক] অর্থনৈতিক পরিবর্তন
[খ] রাজনৈতিক পরিবর্তন
✅ সামাজিক পরিবর্তন
[ঘ] পারিবারিক পরিবর্তন

৫৮. কোনো জাতির জীবনব্যবস্থার সামগ্রিক পরিবর্তনকে কী বলে? (জ্ঞান)
✅ সামাজিক পরিবর্তন
[খ] অর্থনৈতিক পরিবর্তন
[গ] রাজনৈতিক পরিবর্তন
[ঘ] সাংস্কৃতিক পরিবর্তন

৫৯. আইনকানুন কোন ধরনের কাঠামো? (জ্ঞান)
[ক] মৌল
[খ] গৌণ
[গ] সাধারণ
✅ উপরি

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬০. সামাজিক পরিবর্তন হলো- (অনুধাবন)
i. সমাজের যৌগ কাঠামোর পরিবর্তন
ii. সমাজের মৌল কাঠামোর পরিবর্তন
iii. সমাজের উপরি কাঠামোর পরিবর্তন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১. মৌল কাঠামোর সাথে গড়ে ওঠে যেসব উপরি কাঠামো- (অনুধাবন)
i. রাজনীতি
ii. পরিবার
iii. সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. প্রতিটি সমাজে মৌল কাঠামো গড়ে ওঠে- (অনুধাবন)
i. প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে
ii. সমাজের উৎপাদন ব্যবস্থার মাধ্যমে
iii. বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. সামাজিক পরিবর্তনের প্রভাব গভীরভাবে স্পর্শ করে- (উচ্চতর দক্ষতা)
i. আধুনিক জীবনব্যবস্থাকে
ii. সনাতন জীবনব্যবস্থাকে
iii. ধর্মীয় মূল্যবোধকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
তাসনিম মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার সমাজে উৎপাদনব্যবস্থা পরিচালিত হয় কৃষিভিত্তিক। তার সমাজে অন্যান্য পেশার লোকও সম্পর্কযুক্ত। এরূপ সমাজকে কেন্দ্র করে গড়ে উঠেছে আইনকানুন, রাজনীতি, সংস্কৃতি।

৬৪. তাসনিমের সমাজের মৌল কাঠামো- (প্রয়োগ)
i. কৃষি
ii. কৃষির সাথে সম্পর্কিত মানুষের মধ্যকার সম্পর্ক
iii. সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. তাসনিমের সমাজের পরিবর্তন হতে পারে কীভাবে? (উচ্চতর দক্ষতা)
[ক] আইনের সফল প্রয়োগের মাধ্যমে
[খ] সুস্থ রাজনৈতিক চর্চার মাধ্যমে
[গ] মানুষে মানুষে ঘনিষ্ঠতা অক্ষুণœ রেখে
✅ মৌল কাঠামোর পরিবর্তনের মাধ্যমে

💘 বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান এবং এর প্রভাব
◈ বাংলাদেশের সামাজিক পরিবর্তন দেশের- সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে প্রতিভাত হয়।
◈ বাংলাদেশের শহরাঞ্চলে বস্তি সৃষ্টির একটি অন্যতম কারণ- নদী ভাঙন।
◈ নতুন নতুন সমস্যার সৃষ্টি করে- বৈশ্বিক উষ্ণায়ন এবং প্রাকৃতিক দুর্যোগ।
◈ বেকারত্ব, শিশুশ্রম ও কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার মতো নানামুখী সমস্যার সৃষ্টি হয়েছে- জনসংখ্যা বৃদ্ধির ফলে।
◈ সামাজিক পরিবর্তনের ন্যূনতম একটি উপাদান- যোগাযোগ।
◈ সামাজিক পরিবর্তনের সূচনা করে- সংস্কৃতি।
◈ এক ধরনের সংস্কার সাধন এবং বিরামহীন প্রক্রিয়া হলো- শিক্ষা।
◈ বিজ্ঞানের প্রায়োগিক দিক হলো- প্রযুক্তি।
◈ আমাদের সমাজজীবনে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণির উদ্ভব হয়েছে- শিল্পায়নের ফলে।
◈ শিল্পায়ন ও নগরায়নের ফলে উন্নয়ন ঘটেছে- যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৬. সামাজিক পরিবর্তনের উল্লেখযোগ্য কারণ কোনটি? (জ্ঞান)
[ক] জৈবিক উপাদান
[খ] শিক্ষা
[গ] সংস্কৃতি
✅ ভূপ্রকৃতিগত অবস্থান

৬৭. কোন কারণে বাংলাদেশের মানুষের মধ্যে সামাজিক সম্পর্কে পরিবর্তন ঘটে? (অনুধাবন)
[ক] শিক্ষার প্রসার
[খ] প্রযুক্তির প্রসার
✅ প্রাকৃতিক দুর্যোগ
[ঘ] জনসংখ্যা বৃদ্ধি

৬৮. যমুনা পাড়ের জেলে পরিবার স্থায়ী বসবাস ছেড়ে সিরাজগঞ্জ শহরে আসে। কোন কারণে জেলে পরিবারটি শহরে আসে? (প্রয়োগ)
[ক] খরা
[খ] অতিবৃষ্টি
[গ] অনাবৃষ্টি
✅ নদীভাঙন

৬৯. শহরাঞ্চলের কোন সমস্যা নানামুখী সমস্যার জন্ম দিয়েছে? (জ্ঞান)
✅ বস্তি
[খ] যানজট
[গ] পানি
[ঘ] লোডশেডিং

৭০. মুহিনদের বসতভিটা ও জমি মহানন্দা নদীতে তলিয়ে যাওয়ায় তারা ঢাকা চলে আসল। এর কারণে কোন সমস্যা সৃষ্টি হবে? (প্রয়োগ)
✅ বস্তি
[খ] প্রাকৃতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] রাজনৈতিক

৭১. কোনটি সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত? (অনুধাবন)
[ক] প্রাকৃতিক
[খ] শিক্ষা
✅ জৈবিক
[ঘ] সাংস্কৃতিক

৭২. জনসংখ্যার ঘনত্ব, জন্ম ও মৃত্যুহার, জনসংখ্যার প্রকৃতি ও জীবনযাত্রার মানগুলো সামাজিক পরিবর্তনের কোন উপাদানের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
✅ জৈবিক
[খ] শিক্ষা
[গ] প্রাকৃতিক
[ঘ] সাংস্কৃতিক

৭৩. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধের জন্য কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? (জ্ঞান)
[ক] প্রাকৃতিক নিরোধ
[খ] দেরিতে বিবাহ
✅ জন্মনিয়ন্ত্রণ
[ঘ] কর্মসংস্থান সৃষ্টি

৭৪. বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তনে অবদান রাখছে কোনটি? (জ্ঞান)
[ক] আইনকানুন
[খ] যানজট
✅ জন্ম ও মৃত্যুহার হ্রাস
[ঘ] বিদেশি সংস্কৃতি

৭৫. কুসংস্কার থেকে মুক্তির উপায় কোনটি? (অনুধাবন)
[ক] প্রযুক্তি
✅ শিক্ষা
[গ] খেলাধুলা
[ঘ] ভ্রমণ

৭৬. বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, মূল্যবোধ, উদ্দেশ্য ও আদর্শের ওপর ভিত্তি করে কিসের সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] শিল্পপ্রতিষ্ঠান
[খ] ধর্মীয় প্রতিষ্ঠান
✅ সংস্কৃতি লালিত প্রতিষ্ঠান
[খ] শিক্ষা প্রতিষ্ঠান

৭৭. কোন সময়ে বাংলার সমাজব্যবস্থার ওপর বিদেশি সংস্কৃতির প্রভাব দেখা যায়? (জ্ঞান)
[ক] পাল আমলে
[খ] সেন আমলে
[গ] মুঘল আমলে
✅ ব্রিটিশ আমলে

৭৮. সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কোনটি? (জ্ঞান)
[ক] জৈবিক
✅ শিক্ষা
[গ] সাংস্কৃতিক
[ঘ] প্রযুক্তি

৭৯. শিক্ষা কোন ধরনের প্রক্রিয়া? (জ্ঞান)
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] গতিহীন
✅ বিরামহীন

৮০. সমাজের সদস্যদের মধ্যে কোনটি আত্মবিশ্বাস ও বিচার বিবেচনার ক্ষমতা জাগ্রত করে? (জ্ঞান)
[ক] প্রযুক্তির বিকাশ
✅ শিক্ষার প্রসার
[গ] যোগাযোগের উন্নতি
[ঘ] সংস্কৃতির সূচনা

৮১. কুসংস্কার থেকে মুক্তির উপায় কোনটি? (অনুধাবন)
[ক] প্রযুক্তি
✅ শিক্ষা
[গ] খেলাধুলা
[ঘ] ভ্রমণ

৮২. বাংলাদেশে কোন শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে? (জ্ঞান)
[ক] কর্মমুখী
[খ] প্রাথমিক
✅ নারী
[ঘ] বয়স্ক

৮৩. কোনটি নারীকে কর্মমুখী করেছে? (জ্ঞান)
[ক] কর্মসংস্থান
✅ নারীশিক্ষা
[গ] বাল্য বিবাহরোধ
[ঘ] মূল্যবোধ

৮৪. জব্বার চাঁদপুর থেকে মাছ এনে ঢাকায় বিক্রি করে। এক্ষেত্রে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি ভূমিকা পালন করে? (প্রয়োগ)
[ক] শিল্পায়ন
[খ] প্রযুক্তির কল্যাণ
✅ উন্নত যোগাযোগ ব্যবস্থা
[ঘ] নগরায়ণ

৮৫. বিশ্বের শ্রেষ্ঠ পাঠাগার থেকে গ্রন্থ নির্বাচন করে ঘরে বসে পাঠ করা যায়। এটি কীভাবে সম্ভব হয়েছে? (প্রয়োগ)
[ক] টেলিভিশন দেখার মাধ্যমে
✅ প্রযুক্তির ফলে
[গ] উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে
[ঘ] পত্রপত্রিকা পাঠের ফলে

৮৬. কোনটি সামাজিক সম্পর্কের পরিধিকে বিস্তৃত করেছে? (জ্ঞান)
[ক] টেলিভিশন
[খ] ফ্রিজ
✅ মোটরগাড়ি
[ঘ] রেলগাড়ি

৮৭. প্রযুক্তির ক্রমোন্নতিতে আমাদের সমাজ ব্যবস্থায় কয় ধরনের ফলাফল দেখা যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৮৮. শিল্পায়নের ফল কী? (অনুধাবন)
✅ নগরায়ণ
[খ] দক্ষ শ্রমিক
[গ] প্রযুক্তি বিকাশ
[ঘ] উন্নত যোগাযোগ

৮৯. কৃষিক্ষেত্রে উন্নত জাতের বীজ, সার, সেচ ইত্যাদিতে কোনটির অবদান বেশি? (জ্ঞান)
✅ প্রযুক্তির
[খ] শিক্ষার
[গ] যোগাযোগ
[ঘ] সংস্কৃতির

৯০. রিয়াদ চৌধুরীর চাষকৃত চিংড়ি দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। এক্ষেত্রে সমাজ পরিবর্তনের কোন উপাদানটি মুখ্য ভূমিকা পালন করেছে? (প্রয়োগ)
[ক] শিক্ষা
✅ প্রযুক্তি
[গ] জৈবিক উপাদান
[ঘ] প্রাকৃতিক উপাদান

৯১. বিভিন্ন পল্লি উন্নয়ন সংস্থা গড়ে উঠেছে কেন? (অনুধাবন)
[ক] শিল্প ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে
[খ] বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে
✅ কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে
[ঘ] শ্রমিকের নতুন নতুন সংগঠন সৃষ্টির লক্ষ্যে

৯২. কোনো দেশের যোগাযোগ মাধ্যম উন্নত হলে সে দেশের কোনটি উন্নত হয়? (জ্ঞান)
[ক] রাজনীতি
[খ] সমাজব্যবস্থা
[গ] শিক্ষাব্যবস্থা
✅ অর্থনীতি

৯৩. বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বিদেশ যাচ্ছে কোনটির অভাবনীয় পরিবর্তনের ফলে? (জ্ঞান)
[ক] শিক্ষা
✅ যোগাযোগ
[গ] সাংস্কৃতিক উপাদান
[ঘ] শিল্পায়ন ও নগরায়ণ

৯৪. কোন প্রক্রিয়ার মাধ্যমে শিল্পায়নের ফলে নগরায়ণের সৃষ্টি হয়? (জ্ঞান)
✅ শিল্পের স্থানীয়করণ
[খ] শিল্পের জাতীয়করণ
[গ] শিল্পের আয়তন বৃদ্ধি
[ঘ] শিল্পের প্রতি সচেতনতা বৃদ্ধি

৯৫. শিল্প শ্রমিকেরা অধিকাংশ সময় কাটায় কার সাথে? (জ্ঞান)
[ক] পরিবারের সদস্যদের
[খ] বন্ধুবান্ধবের
[গ] আত্মীয় স্বজনের
✅ সহকর্মীদের

৯৬. যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হচ্ছে কেন? (অনুধাবন)
✅ শিল্পায়নের কারণে
[খ] খরচ কমানোর জন্য
[গ] পারিবারিক বিশৃঙ্খলার কারণে
[ঘ] সম্পর্কের অবনতির কারণে

৯৭. কোন সমস্যা দূর করতে শিল্পের প্রসারের সাথে সাথে গ্রামের অনেক দক্ষ অদক্ষ শ্রমিক শহরমুখী হচ্ছে? (জ্ঞান)
[ক] তথ্যপ্রযুক্তির অপ্রতুলতা
✅ বেকারত্ব
[গ] অনুন্নত যোগাযোগ ব্যবস্থা
[ঘ] অনুন্নত চিকিৎসা

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৮. শিক্ষা হলো- (অনুধাবন)
i. এক ধরনের সংস্কার সাধন প্রক্রিয়া
ii. মন্থর প্রক্রিয়া
iii. একটি বিরামহীন প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. প্রত্যেক সমাজেই দেখা যায়- (অনুধাবন)
i. আদর্শের ভিন্নতা
ii. বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি
iii. মানুষের মূল্যবোধের পার্থক্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০. জনসংখ্যা বৃদ্ধির ফলে যে সমস্যার সৃষ্টি হয়- (অনুধাবন)
i. নগরায়ণ
ii. বেকারত্ব
iii. শিশুশ্রম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০১. শহরে বস্তি সৃষ্টির কারণ- (অনুধাবন)
i. নদীভাঙন
ii. শিল্পায়ন
iii. জলবায়ু

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[খ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০২. শিক্ষা দূর করে- (অনুধাবন)
i. কুসংস্কার
ii. প্রাকৃতিক দুর্যোগ
iii. যাবতীয় অজ্ঞতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[খ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৩. সমাজের সদস্যদের মধ্যে শিক্ষা- (অনুধাবন)
i. আত্মবিশ্বাস জাগ্রত করে
ii. বিচার-বিবেচনার ক্ষমতা জাগ্রত করে
iii. ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৪. প্রযুক্তির প্রত্যক্ষ ফসল- (অনুধাবন)
i. সমন্বিত মাছ চাষ
ii. প্রতিযোগিতার তীব্রতা বৃদ্ধি
iii. গবাদিপশুর প্রজন্ম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৫. সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যেসব উপাদানের প্রভাব পরিবর্তনের ধারাকে গতিশীল করে- (অনুধাবন)
i. ধর্মীয় মূল্যবোধ
ii. প্রাকৃতিক উপাদান
iii. জৈবিক উপাদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৬. শিল্পনগরী হিসেবে পরিচিত- (অনুধাবন)
i. চট্টগ্রামের হালিশহর
ii. চট্টগ্রামের বাড়বকুণ্ড
iii. খুলনার খালিশপুর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৭. যেসব শিল্পস্থানে বস্তির উদ্ভব হয়েছে- (অনুধাবন)
i. চুড়ি শিল্প
ii. তামাক শিল্প
iii. পোশাক শিল্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৮. শিল্পায়ন ভূমিকা রাখে- (উচ্চতর দক্ষতা)
i. যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে
ii. মাথাপিছু ও জাতীয় আয় বৃদ্ধিতে
iii. কর্মসংস্থান সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৯. সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক উপাদানের যে বিষয় নতুন নতুন সমস্যার সৃষ্টি করে তা হলো- (অনুধাবন)
i. বৈশ্বিক উষ্ণায়ন
ii. প্রাকৃতিক বিপর্যয়
iii. অতিরিক্ত জন্মহার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১০. সামাজিক সচেতনতার ফসল হলো- (অনুধাবন)
i. কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি
ii. ভৌগোলিক পরিবর্তন
iii. নারী উন্নয়ন নীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১১. শিল্পনগরীতে শ্রমিকদের পরিবারের সব সদস্যদের নিয়ে এক সাথে বসবাস করা সম্ভব করে না কারণ- (অনুধাবন)
i. অনুন্নত পরিবেশ
ii. স্বল্প মজুরি
iii. বাসস্থানের স্বল্পতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১২-১১৪ নং প্রশ্নের উত্তর দাও :
শোয়েব চাকরি করার ফলে ঢাকায় থাকে। সে আগের তুলনায় বর্তমানে সার্বিক উন্নয়ন ও সামগ্রিক পরিবর্তন দেখতে পায়। সে বুঝতে পারে, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিগত যোগাযোগ ব্যবস্থার প্রয়োগের মাধ্যমেই সামাজিক পরিবর্তন সুফল বয়ে এনেছে।

১১২. শোয়েবের চাকরির স্থানটিতে কী ধরনের পরিবর্তন হয়েছে? (প্রয়োগ)
[ক] গ্রামীণ অবস্থার পরিবর্তন
[খ] গ্রামীণ দৃষ্টিভঙ্গির পরিবর্তন
✅ শহুরে সমাজের পরিবর্তন
[ঘ] গ্রামীণ সমাজের পরিবর্তন

১১৩. অনুচ্ছেদে বর্ণিত শোয়েবের সামগ্রিক উন্নয়ন নির্দেশ করা হয়েছে-
(উচ্চতর দক্ষতা)
i. আর্থ-সামাজিক উন্নয়ন
ii. রাজনৈতিক উন্নয়ন
iii. সাংস্কৃতিক উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৪. অনুচ্ছেদে বর্ণিত ব্যবস্থাসমূহের যথাযথ প্রয়োগের মাধ্যমেই সমাজ ব্যবস্থায় সামাজিক পরিবর্তনের সুফল এসেছে- (উচ্চতর দক্ষতা)
i. শহুরে সমাজে
ii. গ্রামীণ সমাজে
iii. বৈজ্ঞানিক সমাজে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 সামাজিক পরিবর্তন এবং নারীর ভূমিকা
◈ নারীকে গৃহের সীমিত পরিবেশ থেকে বাইরের কর্মমুখর জগতে টেনে এনেছে- শিল্পের প্রসার।
◈ নারীরা আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে- শিক্ষাক্ষেত্রে।
◈ চতুর্থ বিশ্ব নারী সম্মেলন- বেইজিং, ১৯৯৫।
◈ বিশ্ববিদ্যালয়সমূহে নারী শিক্ষার্থীর সংখ্যা- মোট শিক্ষার্থীর ২৩%।
◈ মেডিকেল কলেজসমূহ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যথাক্রমে হার- ২৯% এবং ৯% নারী শিক্ষার্থী।
◈ বর্তমানে নারীরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে- ঋণ নিয়ে।
◈ নারী শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে সরকার চালু করেছে- উপবৃত্তি প্রকল্প।
◈ নারী এখন শিক্ষার পাশাপাশি নিয়োজিত হচ্ছে- বিভিন্ন কর্মক্ষেত্রে।
◈ নারীদের বিরাট একটা অংশ চাকরি করছে- প্রশাসন, পুলিশ, ডাক, সমবায়, আনসারসহ প্রায় সবগুলো ক্যাডারে।
◈ নারীর ভূমিকার পরিবর্তন ঘটছে- সামাজিক পরিবর্তনের পথে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৫. কোন ক্ষেত্রে নারীরা পূর্বের তুলনায় বেশি অগ্রসর হয়েছে? (জ্ঞান)
✅ শিক্ষা
[খ] শিল্প
[গ] কৃষি
[ঘ] সংস্কৃতি

১১৬. কখন ‘চতুর্থ বিশ্ব নারী সম্মেলন’ হয়? (জ্ঞান)
[ক] ১৯৯০ সালে
✅ ১৯৯৫ সালে
[গ] ২০০০ সালে
[ঘ] ২০০৫ সালে

১১৭. বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার হার কত? (জ্ঞান)
✅ ২৩%
[খ] ৩৩%
[গ] ৪০%
[ঘ] ৪৫%

১১৮. বর্তমানে শিক্ষাক্ষেত্রে কারা বেশি এগিয়ে আছে? (জ্ঞান)
[ক] ধনীরা
[খ] পুরুষেরা
[গ] ছেলেরা
✅ নারীরা

১১৯. কোন সমাজে নারী শিশুকে বোঝা মনে করা হয়? (জ্ঞান)
[ক] শিক্ষিত
[খ] নগর
[গ] কৃষিভিত্তিক
✅ গ্রামীণ

১২০. একসময় নারী কোন কাজের মধ্যেই শুধু সীমাবদ্ধ ছিল? (জ্ঞান)
[ক] শিক্ষকতা
✅ গৃহস্থালি কাজ
[গ] হাঁস-মুরগি পালন
[ঘ] টেইলারিং

১২১. কোথায় নারীরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে? (জ্ঞান)
[ক] পরিবারে
✅ গ্রামে
[গ] শহরে
[ঘ] ঘরে

১২২. কোনটি গ্রামীণ নারীদের কর্মসংস্থানের আওতায় পড়ে? (জ্ঞান)
[ক] ডাক্তারি
✅ টেইলারিং
[গ] শিক্ষকতা
[ঘ] পোশাক শিল্পকারখানায় চাকরি

১২৩. মেয়েদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি অধিক গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
[ক] নগরায়ণ
[খ] শিল্পায়ন
✅ শিক্ষা
[ঘ] প্রযুক্তিবিদ্যা

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২৪. নারীদের পূর্বের তুলনায় সামাজিক ক্ষেত্রে এগিয়ে থাকার কারণ-
(অনুধাবন)
i. নারীশিক্ষার প্রসার
ii. কর্মমুখী শিক্ষার প্রসার
iii. মূল্যবোধ সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৫. নারীরা এখন পড়াশোনা করছে- (অনুধাবন)
i. কৃষি বিশ্ববিদ্যালয়ে
ii. প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
iii. মেডিকেল কলেজে

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৬. নারী শিক্ষার সম্প্রসারণ- (উচ্চতর দক্ষতা)
i. গ্রামীণ নারীদের চাকরির সুযোগ দিয়েছে
ii. নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে
iii. নারীকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৭ ও ১২৮ নং প্রশ্নের উত্তর দাও :
গোপালপুর গ্রামে পূর্বে নারীরা অবহেলিত ছিল। এখন সে অবস্থার পরিবর্তন ঘটেছে। এখন তারা সচেতন। তাই বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা একটি বিশেষ ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হয়েছে।

১২৭. গোপালপুর গ্রামে ছেলেদের চেয়ে মেয়েরা কোন বিশেষ ক্ষেত্রে অগ্রসর হয়েছে? (প্রয়োগ)
[ক] অর্থনৈতিক
✅ শিক্ষা
[গ] রাজনৈতিক
[ঘ] কর্ম

১২৮. উক্ত ক্ষেত্রটি সম্প্রসারণের ফলে গোপালপুর গ্রামের নারীদের-
(উচ্চতর দক্ষতা)
i. আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে
ii. ক্ষমতায়নের পথ সুষম হয়েছে
iii. মর্যাদার ঘাটতি হয়েছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Post a Comment (0)
Previous Post Next Post