SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১২ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
দ্বাদশ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 Bangladesh and Global Studies Guide and SSC Exam Preparation
Bangladesh and Global Studies Chapter-12
Bangladesh and Global Studies
MCQ
Question and Answer pdf download

বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা

১. কর বহির্ভূত রাজস্ব কোনটি?
[ক] ভূমি রাজস্ব
[খ] আয়কর
✅ বন
[ঘ] যানবাহন কর

২. বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি?
✅ প্রতিরক্ষা
[খ] শিক্ষা
[গ] বেসরকারি প্রশাসন
[ঘ] বৈদেশিক বিষয়াবলি

৩. নিচের কোন কাজটি সোনালী ব্যাংকের?
✅ বিদেশ থেকে গাড়ি আমদানিতে অর্থ দেয়া
[খ] বৈদেশিক ঋণের হিসাব রাখা
[গ] জমিতে সেচের নলকূপ স্থাপনে অর্থ দেয়া
[ঘ] বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করা

৪. বাংলাদেশ ব্যাংকের কাজ হলো-
i. সরকারকে ঋণ প্রদান
ii. আর্থিক সংকটকালে বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান
iii. ব্যবসায় করার জন্য ঋণ প্রদান

নিচের কোনটি সঠিক?
[ক] র✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সুন্দরপুর গ্রামের ভূমিহীন নূরজাহান বেগম স্থানীয় একটি সংস্থায় হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। সংস্থাটি নূরজাহান বেগমকে দশ হাজার টাকা ঋণ দেয়। হাঁস-মুরগি পালন করে নূরজাহানের পরিবার এখন সচ্ছল।

৫. নূরজাহান বেগম কোন সংস্থা থেকে ঋণ নিয়েছেন?
[ক] কেন্দ্রীয় ব্যাংক
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] কৃষি ব্যাংক
✅ গ্রামীণ ব্যাংক

৬. নূরজাহান বেগমকে ঋণ প্রদানকারী সংস্থার ভূমিকা হলো-
i. জাতীয় বাজেট প্রণয়নে সাহায্য করা
ii. নারীদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান
iii. গ্রামীণ মহাজনদের শোষণ হতে গরিব মানুষকে রক্ষা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

বাংলাদেশ ও বিশ্বপরিচয় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ভ্রাম্যমাণ আদালত একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ছানার সাথে টিস্যু পেপার মিশিয়ে মিষ্টি বানানোর অপরাধে এক লক্ষ টাকা জরিমানা আদায় করে। এটি সরকারের কোন ধরনের আয়ের উৎস?
[ক] কর রাজস্ব
✅ কর বহির্ভূত রাজস্ব
[গ] সম্পূরক কর
[ঘ] নন-জুডিসিয়াল কর

২. বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
✅ ২
[খ] ১১
[গ] ১২
[ঘ] ১৫

৩. ব্যক্তিগত আয়ের উপর ধার্যকৃত করকে কী বলে?
✅ আয়কর
[খ] ব্যক্তিগত কর
[গ] আবগারি কর
[ঘ] মূল্য সংযোজন কর

৪. বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে কোনটি?
[ক] সোনালী ব্যাংক
[খ] কৃষি ব্যাংক
[গ] বাংলাদেশ ব্যাংক
✅ গ্রামীণ ব্যাংক

৫. বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হলো-
[ক] ভূমি রাজস্ব
[খ] যানবাহন কর
✅ বাণিজ্য শুল্ক
[ঘ] বিদ্যুৎ শুল্ক

৬. ভ্যাট (VAT) কী?
✅ Value Added Tax
[খ] Value Add Tax
[গ] Valuable Add Tax
[ঘ] Valuable Added Tax

৭. বাণিজ্যিক ব্যাংক বাট্টা ধার্য করে কোন ক্ষেত্রে?
[ক] চেক ভাঙানোর ক্ষেত্রে
✅ বিনিময় বিল ভাঙানোর ক্ষেত্রে
[গ] বড় ব্যাংকের টাকা উত্তোলনের ক্ষেত্রে
[ঘ] যে কোনো টাকা উত্তোলনের ক্ষেত্রে

৮. চিহ্নিত মুদ্রা বলতে বুঝায়-
[ক] বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা
[খ] সরকার কর্তৃক প্রচলিত মুদ্রা
✅ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা
[ঘ] বিদেশি মুদ্রা

৯. কর রাজস্ব কোনটি?
[ক] ডাক বিভাগ
✅ রেজিস্ট্রেশন
[গ] টোল ও লেভী
[ঘ] ভাড়া ও ইজারা

১০. বাংলাদেশে সরকারের কর রাজস্ব আয়ের উৎস কোনটি?
✅ বাণিজ্য শুল্ক
[খ] সুদ
[গ] রেলওয়ে
[ঘ] বন

১১. নিচের কোন কাজটি গ্রামীণ ব্যাংকের?
[ক] কৃষকদের ঋণ প্রদান
[খ] হাঁস মুরগি ও পশুপালন ঋণ
✅ বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান
[ঘ] ফুলের চাষের জন্য ঋণ প্রদান

১২. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
[ক] সোনালী ব্যাংক
[খ] রূপালী ব্যাংক
[গ] পূবালী ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক

১৩. পরোক্ষ কর কী?
[ক] ভূমি রাজস্ব
[খ] মূল্য সংযোজন কর
✅ বিক্রয় কর
[ঘ] আয়কর

১৪. জনাব দুলাল তার উদ্বৃত্ত আয় ব্যাংকে আমানত রাখতে চায় যেন সে যে কোনো সময়ে টাকা উত্তোলন করতে পারেন। এমতাবস্থায় সে কোন ধরনের আমানত খুলবে?
[ক] তলবি আমানত
[খ] স্থায়ী আমানত
[গ] মেয়াদি আমানত
✅ চলতি আমানত

১৫. জনাব শফিক একজন রপ্তানিকারক। তিনি জাপানে তৈরি পোশাক রপ্তানি করেন। বাংলাদেশ সরকার তার কাছ থেকে যে কর আদায় করে সেটি হচ্ছে-
✅ বাণিজ্য শুল্ক
[খ] আবগারি শুল্ক
[গ] মূল্য সংযোজন কর
[ঘ] সম্পূরক শুল্ক

১৬. বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি?
✅ প্রতিরক্ষা
[খ] শিক্ষা
[গ] স্বাস্থ্য
[ঘ] বৈদেশিক বিষয়াবলি

১৭. বাংলাদেশ সরকার পাসপোর্ট ও বিনিময় বিল খাতে প্রচুর অর্থ উপার্জন করে। রাজস্ব আয়ের কোন উৎস হতে এ আয় হয়?
[ক] আয়কর
✅ নন-জুডিসিয়াল স্ট্যাম্প
[গ] রেজিস্ট্রেশন
[ঘ] ভূমি রাজস্ব

১৮. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
[ক] সোনালী ব্যাংক
[খ] গ্রামীণ ব্যাংক
[গ] কৃষি ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক

১৯. কোন ব্যাংক অন্যান্য ব্যাংকের ক্লিয়ারিং হাউজ হিসেবে দায়িত্ব পালন করে?
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] কৃষি ব্যাংক
[ঘ] গ্রামীণ ব্যাংক

২০. দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর ধার্যকৃত করকে কোন কর বলে?
[ক] বাণিজ্য
✅ আবগারি
[গ] মূল্য সংযোজন
[ঘ] সম্পূরক

২১. বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি দুর্যোগ মোকাবিলায় সরকারকে কোন ব্যয় করতে হয়?
[ক] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
[খ] সমাজকল্যাণমূলক
✅ অপ্রত্যাশিত
[ঘ] অন্যান্য খাতভুক্ত

২২. ব্যাংকের আমানত কত প্রকার?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

২৩. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
✅ আমদানি ও রপ্তানি শুষ্ক
[খ] মূল্য সংযোজন কর
[গ] আয়কর
[ঘ] ভূমি রাজস্ব

২৪. সরকারের আয়ের উৎসকে কয়ভাগে ভাগ করা যায়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৫. বাংলাদেশের সরকার কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছে?
[ক] ১৫ বিঘা
[খ] ২০ বিঘা
✅ ২৫ বিঘা
[ঘ] ৩০ বিঘা

২৬. “সরকারি অর্থব্যবস্থায় সরকারের আয়-ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্য্যাবলি আলোচনা করে।”-ব্যক্তব্যটি কার?
[ক] ম্যাকাইভার
✅ ডালটন
[গ] স্মিথ
[ঘ] গার্নার

২৭. বাংলাদেশ সরকারের আয়ের উৎস কয় ভাগে বিভক্ত?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৮. নিচের কোন খাতগুলো থেকে সরকার আয় করে থাকে?
[ক] শিক্ষা ও আনসার
[খ] রেলওয়ে ও শিক্ষা
✅ ভ্রমণ ও বন
[ঘ] ভ্রমণ ও প্রতিরক্ষা

২৯. নিচের কোনটি থেকে কর বহির্ভূত আয় হয়?
[ক] তামাক
[খ] বিনিময় বিল
✅ বাজেয়াপ্তকরণ
[ঘ] আফিম

৩০. বাংলাদেশে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর কোন ধরনের কর ধার্য করা হয়?
[ক] বাণিজ্য শুল্ক
✅ আবগারি শুল্ক
[গ] আয়কর
[ঘ] সম্পূরক শুল্ক

৩১. নিচের কোন খাতে বর্তমানে সরকার লোকসান দিচ্ছে?
[ক] রেলওয়ে
[খ] অর্থনৈতিক সেবা
✅ ডাক বিভাগ
[ঘ] বিদ্যুৎ শুল্ক

৩২. বাংলাদেশের সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত কোনটি?
[ক] বেসামরিক প্রশাসন
[খ] বৈদেশিক বিষয়াবলি
[গ] পুলিশ বাহিনী
✅ প্রতিরক্ষা

৩৩. বাংলাদেশ সরকার যুদ্ধের অস্ত্রশস্ত্রবাবদ যে ব্যয় করে এটা কোন ধরনের ব্যয়?
✅ প্রতিরক্ষা
[খ] বেসামরিক প্রশাসন
[গ] বাংলাদেশ বর্ডার গার্ড
[ঘ] পুলিশ বিভাগ

৩৪. অপ্রত্যাশিত ব্যয় কোনটি?
[ক] কাজের বিনিময়ে খাদ্য
[খ] মহামারিতে চিকিৎসা ব্যয়
✅ প্রাকৃতিক দুর্যোগকালীন ব্যয়
[ঘ] শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

৩৫. ব্যাংক কিসের উপর ভিত্তি করে টিকে থাকে?
[ক] সুদ
[খ] ঋণ
✅ মুনাফা
[ঘ] আমানত

৩৬. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
[ক] সোনালী ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক
[গ] কৃষি ব্যাংক
[ঘ] শিল্প ব্যাংক

৩৭. নিচের কোনটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান?
[ক] সোনালী ব্যাংক
[খ] অগ্রণী ব্যাংক
✅ কৃষি ব্যাংক
[ঘ] ইসলামী ব্যাংক

৩৮. কোন ব্যাংক বিশেষ ঋণ দানকারী সংস্থা?
[ক] সোনালী ব্যাংক
[খ] অগ্রণী ব্যাংক
✅ গ্রামীণ ব্যাংক
[ঘ] বাংলাদেশ ব্যাংক

৩৯. সমবায় ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান?
✅ বিশেষ আর্থিক প্রতিষ্ঠান
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান
[ঘ] গৃহঋণ দানকারী প্রতিষ্ঠান

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১২

৪০. একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান কোনটি?
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] গ্রামীণ ব্যাংক
[ঘ] বিশেষায়িত ব্যাংক

৪১. একটি দেশের ঋণ নিয়ন্ত্রণ করে কে?
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] সরকার
[ঘ] সরকারের মন্ত্রিপরিষদ

৪২. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ কোনটি?
[ক] ঋণ দান
✅ আমানত গ্রহণ
[গ] বিনিময় বিল বাট্টাকরণ
[ঘ] আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ

৪৩. কোন আমানতের জন্য ব্যাংক কোনো সুদ প্রদান করে না?
✅ চলতি
[খ] সঞ্চয়ী
[গ] স্থায়ী
[ঘ] অস্থায়ী

৪৪. ব্যাংকের আমানত সাধারণত কত প্রকার?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৪৫. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ?
✅ ঋণ নিয়ন্ত্রণ করা
[খ] ঋণ দেওয়া
[গ] মুদ্রার প্রচলন
[ঘ] মুদ্রা ক্রয়-বিক্রয়

৪৬. বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে দেনা-পাওনার সৃষ্টি হয় কী আদান প্রদানের ফলে?
[ক] ড্রাফট
✅ চেক
[গ] হুন্ডি
[ঘ] বন্ড

৪৭. মুদ্রাস্ফীতি এড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেয় কোন প্রতিষ্ঠান?
[ক] অর্থ মন্ত্রণালয়
[খ] বাণিজ্যিক মন্ত্রণালয়
✅ বাংলাদেশ ব্যাংক
[ঘ] বিশ্বব্যাংক

৪৮. পল্লির ভূমিহীন পুরুষ ও নারীদের বিনা জামানতে ঋণদানের জন্য গঠিত ব্যাংক কোনটি?
[ক] কৃষি ব্যাংক
[খ] ব্র্যাক ব্যাংক
✅ গ্রামীণ ব্যাংক
[ঘ] সোনালী ব্যাংক

৪৯. বিশেষায়িত ব্যাংকসমূহের বার্ষিক ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার শতকরা কত ভাগ দারিদ্র্য বিমোচনের জন্য নির্ধারিত রাখতে হয়?
✅ ২৫
[খ] ২৮
[গ] ৩০
[ঘ] ৩৪

৫০. গ্রামীণ ব্যাংকের অগ্রযাত্রা শুরু হয় কোন মহান ব্রত নিয়ে?
[ক] গরিব কৃষকদেরকে স্বাবলম্বী করা
[খ] মহাজনদের ঋণের পরিমাণ কমিয়ে আনা
✅ মহাজনদের শোষণ হতে গরিব মানুষকে রক্ষা করা
[ঘ] পল্লির ভূমিহীন নারীদের ঋণদানের জন্য

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫১. বাণিজ্যিক ব্যাংকগুলো টিকে থাকে-
i. মুনাফার মাধ্যমে
ii. ঋণের মাধ্যমে
iii. জমাখাতের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i ও iii

৫২. প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধি হিসেবে কাজ করে-
i. আইএমএফ
ii. বিশ্বব্যাংক
iii. আইডিবি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলো হলো-
i. যুদ্ধের অস্ত্রশস্ত্র ক্রয়
ii. জনসংখ্যা নিয়ন্ত্রণ
iii. দূতাবাস প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৪. বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো-
i. ঋণ প্রদান
ii. বিনিময়ের মাধ্যমে সৃষ্টি
iii. ঋণ নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো-
i. ঋন নিয়ন্ত্রণ করা
ii. নিকাশ ঘর হিসেবে কাজ করা
iii. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৫৬. আবগারি শুল্ক আদায়ের যৌক্তিক কারণ হলো-
i. সরকারি আয় বৃদ্ধি
ii. ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস
iii. রাজস্ব সংগ্রহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৭. VAT আরোপ করা হয়-
i. আমদানিকৃত দ্রব্যের ওপর
ii. নির্ধারিত সেবাখাতের ওপর
iii. স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্যের ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৮. বাণিজ্য শুল্ক বলতে বোঝায়-
i. আমদানি কর
ii. উৎপাদিত পণ্যের কর
iii. রপ্তানি কর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতের অন্তর্ভুক্ত-
i. হিসাব নিরীক্ষা
ii. সচিবালয়
iii. শিশু কল্যাণ কর্মসূচি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬০. চলতি আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. উচ্চহারে সুদ প্রদান
ii. কোনো প্রকার সুদ দেয় না
iii. যে কোনো সময় টাকা তোলা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১. কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে বিভিন্ন ব্যাংকের দেনা-পাওনার-
i. সর্বশেষ আশ্রয় হিসেবে
ii. ক্লিয়ারিং হাউজ হিসেবে
iii. নিকাশ ঘর হিসেবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. বাংলাদেশ ব্যাংকের কাজ হলো-
i. সরকারকে ঋণ প্রদান
ii. আর্থিক সংকটকালে বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান
iii. ব্যবসা করার জন্য ঋণ প্রদান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. কেন্দ্রীয় ব্যাংক নিজ দেশে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করে-
i. বিশ্বস্বাস্থ্য সংস্থা
ii. আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের
iii. বিশ্বব্যাংকের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৪ ও ৬৫নং প্রশ্নের উত্তর দাও:
রফিক সাহেব একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিমাসে তিনি ‘H’ ব্যাংকের মাধ্যমে তার বেতন উঠান।

৬৪. অনুচ্ছেদের ‘H’ ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?
[ক] কেন্দ্রীয়
✅ বাণিজ্যিক
[গ] শিল্প
[ঘ] কৃষি

৬৫. উক্ত ব্যাংকের বৈশিষ্ট্য হলো -
i. আমানত গ্রহণ
ii. ঋণ নিয়ন্ত্রণ
iii. ঋণ প্রদান

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও:
জহির সাহেব বিদেশ ভ্রমণে যাবেন। সে জন্য তিনি তার ব্যাংক হিসাবে থেকে টাকা তুললেন এবং ঐ ব্যাংক থেকেই বিনিময় বিল ভাঙ্গিয়ে নিলেন।

৬৬. জহির সাহেব কোন ব্যাংকে হিসাব পরিচালনা করেন?
[ক] বাংলাদেশ ব্যাংক
✅ সোনালী ব্যাংক
[গ] গ্রামীণ ব্যাংক
[ঘ] সমবায় ব্যাংক

৬৭. উক্ত ব্যাংকের আরো কাজ হলো-
i. পল্লী অঞ্চলে স্বকর্মসস্থানের জন্য ঋণ দেয়া
ii. নোট প্রচলন করা
iii. অলংকার গচ্ছিত রাখা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৮ ও ৬৯নং প্রশ্নের উত্তর দাও :
জনাব করিম তাঁর এলাকায় একটি ব্যাংকে হিসাব খোলেন এবং তাতে তিনি মাস শেষে বেতনের সঞ্চিত অর্থ হতে কিছু জমা রাখেন। একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবার পর তিনি উচ্চ হারের সুদসহ বেশ টাকা উত্তোলন করেন এবং ব্যাংক হতে আরো কিছু ঋণ নিয়ে চাকরি শেষে একটি শিল্প স্থাপন করেন।

৬৮. জনাব করিম কোন ব্যাংকের মাধ্যমে হিসাব খুলে অর্থ জমা রাখেন?
[ক] বাংলাদেশ ব্যাংক
[খ] গ্রামীণ ব্যাংক
✅ সোনালী ব্যাংক
[ঘ] শিল্প ব্যাংক

৬৯. উক্ত ব্যাংক জনাব করিমকে কোন ধরনের আমানত খুলতে সহায়তা করে?
i. চলতি আমানত
ii. স্থায়ী আমানত
iii. সঞ্চয়ী আমানত

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭০ ও ৭১ নং প্রশ্নের উত্তর দাও :
মিঃ রাতুল একটি শিল্প কারখানা স্থাপন করেন। তিনি ব্যাংকের নিকট তার সম্পত্তি বন্ধক রেখে ঋণ গ্রহণ করে।

৭০. মিঃ রাতুল কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন?
[ক] কেন্দ্রীয় ব্যাংক
✅ বাণিজ্যিক ব্যাংক
[গ] কৃষি ব্যাংক
[ঘ] গ্রামীণ ব্যাংক

৭১. রাতুলকে ঋণ প্রদানকারী ব্যাংকের কার্য্যাবলি হলো-
i. জাতীয় বাজেট প্রণয়নে সাহায্য করা
ii. জনগণের নিকট থেকে আমানত গ্রহণ করা
iii. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭২ ও ৭৩নং প্রশ্নের উত্তর দাও :

৭২. উদ্দীপকটি সরকারের আয়ের কোন উৎসটির সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] কর বহির্ভূত রাজস্ব
✅ কর রাজস্ব
[গ] বৈদেশিক রাজস্ব
[ঘ] দেশীয় রাজস্ব

৭৩. উদ্দীপকের ২নং শুল্কের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ক্ষতিকর দ্রব্যের ওপর আরোপিত কর
ii. দেশীয় উৎপাদিত পণ্যের কর
iii. আমদানি পণ্যের ওপর আরোপিত কর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও :

৭৪. ডায়াগ্রামে “?” চি‎হ্নিত স্থানটি কোন ব্যাংককে নির্দেশ করে?
[ক] কেন্দ্রীয় ব্যাংক
✅ বাণিজ্যিক ব্যাংক
[গ] বিশেষ আর্থিক প্রতিষ্ঠান
[ঘ] শিল্পব্যাংক

৭৫. উক্ত ব্যাংকের কাজ হলো-
i. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
ii. নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর
iii. ঋণ নিয়ন্ত্রণ করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৬. বাংলাদেশের জনগণের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে কোনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? (জ্ঞান)
✅ বাংলাদেশ সরকারের
[খ] অর্থ মন্ত্রণালয়ের
[গ] শিক্ষা মন্ত্রণালয়ের
[ঘ] পররাষ্ট্র মন্ত্রণালয়ের

৭৭. কোন ব্যবস্থার কার্য্যাবলি পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে? (জ্ঞান)
[ক] শিক্ষা ব্যবস্থার
[খ] স্বাস্থ্য ব্যবস্থার
✅ অর্থ ব্যবস্থার
[ঘ] প্রশাসন ব্যবস্থার

৭৮. জনসাধারণ তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য কোথায় জমা রাখে? (জ্ঞান)
✅ ব্যাংকে
[খ] মহাজনের কাছে
[গ] আলমারিতে
[ঘ] বাক্সে

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৯. বাংলাদেশ সরকার স্বাধীনতা পরবর্তী সময়ে গড়ে তুলেছে- (অনুধাবন)
i. প্রশাসন ব্যবস্থাপনা
ii. অর্থব্যবস্থাপনা
iii. শিক্ষাব্যবস্থাপনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- (অনুধাবন)
i. দেশ রক্ষায়
ii. প্রশাসন পরিচালনায়
iii. অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. বাংলাদেশ সরকারের বৃহত্তম ব্যবস্থাপনা হলো- (অনুধাবন)
i. স্বাস্থ্যব্যবস্থা
ii. ব্যাংকব্যবস্থা
iii. অর্থব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 সরকারি অর্থব্যবস্থার ধারণা; বাংলাদেশ সরকারের আয়ের উৎস
◈ সরকারি অর্থব্যবস্থা বলতে সাধারণত- রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বোঝায়।
◈ স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার বহুমুখী শিক্ষাব্যবস্থা, দক্ষ প্রশাসন, অর্থ ও ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান- গড়ে তুলেছে।
◈ অর্থব্যবস্থা ও ব্যাংকব্যবস্থা বাংলাদেশ সরকারের- বৃহত্তম দুটি ব্যবস্থাপনা।
◈ সময়ের প্রয়োজনে বাংলাদেশ সরকার- কেন্দ্রীয়, বাণিজ্যিক ব্যাংকসহ বিশেষ কতগুলো আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে।
◈ অর্থনীতির গুরুত্বপূর্ণ শাখা হলো- সরকারি অর্থব্যবস্থা।
◈ বাংলাদেশ সরকারের আয়ের উৎস ২টি যথা- কর রাজস্ব ও কর বহির্ভূত- রাজস্ব।
◈ বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস- বাণিজ্য শুল্ক।
◈ জনসাধারণের আয়ের উপর ধার্য করই হলো- আয়কর।
◈ VAT এর সংক্ষিপ্ত রূপ- Value Added Tax.
◈ সরকার জমির খাজনা মওকুফ করেছে- ২৫ বিঘা পর্যন্ত।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮২. একটি দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা কোনটি? (অনুধাবন)
✅ সরকারি অর্থব্যবস্থা
[খ] ব্যাংক ব্যবস্থা
[গ] শিল্প প্রতিষ্ঠান
[ঘ] আমদানি রপ্তানি

৮৩. রাষ্ট্রের আয় ও ব্যয়সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে কী বলে? (জ্ঞান)
[ক] সরকারি ব্যাংক ব্যবস্থা
[খ] সরকারি কল্যাণ সংস্থা
✅ সরকারি অর্থব্যবস্থা
[ঘ] সরকারি বাণিজ্য ব্যবস্থা

৮৪. বাংলাদেশ সরকার জনগণ, বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানার ওপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কী বলে? (জ্ঞান)
✅ কর রাজস্ব
[খ] বাণিজ্য শুল্ক
[গ] আবগারি শুল্ক
[ঘ] ভ্যাট

৮৫. বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? (জ্ঞান)
[ক] আয়কর
[খ] মূল্য সংযোজন কর
[গ] ভূমি রাজস্ব
✅ বাণিজ্য শুল্ক

৮৬. আমাদের দেশ প্রতিবছর রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ রপ্তানি থেকে সরকার কীভাবে আয় করতে পারে? (প্রয়োগ)
✅ বাণিজ্য শুল্কের মাধ্যমে
[খ] আবগারি শুল্কের মাধ্যমে
[গ] সম্পূরক শুল্কের মাধ্যমে
[ঘ] মূল্যসংযোজন করের মাধ্যমে

৮৭. রাজস্ব সংগ্রহ ছাড়া আর কোন উদ্দেশ্যে আবগারি শুল্ক ধার্য করা হয়? (অনুধাবন)
✅ ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার জন্য
[খ] আয় সম্প্রসারণের জন্য
[গ] বিনোদনের জন্য
[ঘ] অর্থের ভারসাম্যের জন্য

৮৮. চা, তামাক, চিনি প্রভৃতির ওপর কোনটি ধার্য করা হয়? (জ্ঞান)
[ক] বাণিজ্য শুল্ক
[খ] মাদক শুল্ক
✅ আবগারি শুল্ক
[ঘ] মূল্যসংযোজন কর

৮৯. সরকার দিয়াশলাইয়ের ওপর কোনটি ধার্য করে? (প্রয়োগ)
[ক] মূল্য সংযোজন কর
[খ] সম্পূরক শুল্ক
✅ আবগারি শুল্ক
[ঘ] বাণিজ্য শুল্ক

৯০. বাংলাদেশ সরকারের আয়ের গুরুত্বপূর্ণ উৎস কী? (জ্ঞান)
[ক] আবগারি শুল্ক
✅ আয়কর
[গ] মূল্য সংযোজন কর
[ঘ] ভূমি রাজস্ব

৯১. হাসান বাংলাদেশি হওয়ায় তার ব্যক্তিগত আয়ের ওপর সরকার কর ধার্য করে। এটি নিচের কোনটিকে সমর্থন করে? (প্রয়োগ)
[ক] সুদ 
✅ আয়কর
[গ] প্রশাসন কর
[ঘ] আবগারি শুল্ক

৯২. প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয় কার কাছ থেকে? (জ্ঞান)
[ক] যাদের আয় একটি নির্দিষ্ট সীমার নিচে
✅ যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে
[গ] যাদের আয় একটি নির্দিষ্ট সীমার সমান
[ঘ] যাদের আয় একটি সন্তোষজনক অবস্থায় আছে

৯৩. আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত আরোপিত শুল্ককে কী বলে? (জ্ঞান)
✅ সম্পূরক শুল্ক
[খ] আয়কর
[গ] ভ্যাট
[ঘ] বাণিজ্য শুল্ক

৯৪. সিরাজ সাহেবের ৬০ বিঘা জমি রয়েছে। তিনি প্রতি বছর সরকারকে কর প্রদান করে থাকেন। সিরাজ সাহেব সরকারকে কোন ধরনের কর প্রদান করে থাকেন? (প্রয়োগ)
[ক] বাণিজ্য শুল্ক
[খ] আয়কর
✅ ভূমি রাজস্ব
[ঘ] আবগারি শুল্ক

৯৫. ভূমি রাজস্ব নামে পরিচিত কোনটি? (জ্ঞান)
[ক] জমিদারকে প্রদেয় খাজনা
✅ ভূমি ভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনা
[গ] ফসল উৎপাদনের জন্য প্রদত্ত খাজনা
[ঘ] ঘরবাড়ি তৈরির জন্য প্রদত্ত খাজনা

৯৬. ভূমি রাজস্ব খাতে সরকারের আয় হ্রাস পেয়েছে কেন? (অনুধাবন)
[ক] জমির খাজনা ১০ বিঘা পর্যন্ত মওকুফ করার জন্য
[খ] জমির খাজনা ১৫ বিঘা পর্যন্ত মওকুফ করার জন্য
[গ] জমির খাজনা ২০ বিঘা পর্যন্ত মওকুফ করার জন্য
✅ জমির খাজনা ২৫ বিঘা পর্যন্ত মওকুফ করার জন্য

৯৭. দলিলপত্র নিবন্ধনের জন্য কী দিতে হয়? (জ্ঞান)
[ক] ভ্যাট
[খ] কোর্ট ফি
✅ রেজিস্ট্রেশন ফি
[ঘ] ভূমি রাজস্ব

৯৮. মামলা মকদ্দমার জন্য কোন ফি প্রদান করতে হয়? (জ্ঞান)
[ক] রেজিস্ট্রেশন ফি 
✅ কোর্ট ফি
[গ] আদালত ফি
[ঘ] জিডি ফি

৯৯. বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য প্রদত্ত করকে কী বলে? (জ্ঞান)
[ক] আবগারি শুল্ক 
✅ যানবাহন কর
[গ] আয়কর
[ঘ] মূল্য সংযোজন কর

১০০. মাদক দ্রব্যের ওপর ধার্যকৃত শুল্ক কোন করের অন্তর্ভুক্ত (জ্ঞান)
[ক] বিদ্যুৎ শুল্ক
[খ] বাণিজ্য শুল্ক
[গ] আবগারি শুল্ক 
✅ মাদক শুল্ক

১০১. সরকার কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ ও মুনাফা পায়? (জ্ঞান)
✅ বীমা কোম্পানি
[খ] ডাক বিভাগ
[গ] বন
[ঘ] রেলওয়ে

১০২. সরকার কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ ও মুনাফা পায়? (জ্ঞান)
✅ চিড়িয়াখানা
[খ] সাধারণ প্রশাসন
[গ] রেলওয়ে
[ঘ] ডাক বিভাগ

১০৩. সরকারের করবহির্ভূত রাজস্ব কোনটির? (জ্ঞান)
[ক] বাণিজ্য শুল্ক
[খ] আয়কর
✅ অর্থনৈতিক সেবা
[ঘ] মাদক শুল্ক

১০৪. বাংলাদেশ সরকার কোন সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ‘ফি’ আদায় করে? (জ্ঞান)
[ক] স্বাস্থ্যসেবা
[খ] শিক্ষাসেবা
[গ] আর্থিক সেবা 
✅ প্রশাসনিক সেবা

১০৫. ডাক বিভাগ কোন ধরনের রাজস্ব? (জ্ঞান)
[ক] কর রাজস্ব 
✅ কর-বহির্ভূত রাজস্ব
[গ] আবগারি শুল্ক
[ঘ] ভূমি রাজস্ব

১০৬. মোস্তফা সাহেব প্রতিমাসে টেলিফোন বিল প্রদান করেন। এ থেকে প্রাপ্ত আয় সরকারের কোন রাজস্বের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] কর রাজস্ব
✅ কর-বহির্ভূত রাজস্ব
[গ] মূল্য সংযোজন কর
[ঘ] যন্ত্রপাতির ওপর কর

১০৭. সরকারি সম্পত্তির মাধ্যমে সরকার কীভাবে আয় করে? (অনুধাবন)
[ক] খাজনা আদায় করে 
✅ ভাড়া আদায় করে
[গ] টোল আদায় করে
[ঘ] চাষের মাধ্যমে আয় করে

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

১০৮. আবগারি শুল্কের আওতাভুক্ত- (অনুধাবন)
i. তামাক
ii. কেরোসিন
iii. ওষুধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৯. অ-আর্থিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. ব্যাংক
ii. চিড়িয়াখানা
iii. পার্ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১০. যেসব বনজ সম্পদ বিক্রয়ের মাধ্যমে সরকারের আয় হয়- (অনুধাবন)
i. বাঁশ
ii. কাঠ
iii. মধু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১১. কর রাজস্ব আয়ের উৎস হিসেবে অন্যান্য কর ও শুল্কের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. বিদেশ ভ্রমণের ওপর শুল্ক
ii. আমোদ-প্রমোদ কর
iii. পেট্রোল ও গ্যাসের ওপর কর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১২. অর্থনৈতিক সেবার আওতায় রয়েছে- (অনুধাবন)
i. সমবায় সমিতির রেজিস্ট্রেশন
ii. সমবায় সমিতিসমূহের অডিট স্কিম
iii. বিমা আইনের আওতায় প্রাপ্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৩. বাংলাদেশ সরকার বিভিন্ন উৎস থেকে রাজস্ব সংগ্রহ করে যেসব কারণে- (অনুধাবন)
i. জনকল্যাণ সাধনের জন্য
ii. প্রশাসন পরিচালনার জন্য
iii. আর্থসামাজিক উন্নয়নের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৪. জনসাধারণকে যেসব অর্থনৈতিক সুবিধা প্রদানের মাধ্যমে সরকার আয় করে- (প্রয়োগ)
i. পর্যটন
ii. ব্যাংকিং
iii. টোল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৫. আবগারি শুল্কের ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. ক্ষতিকর দ্রব্যের ওপর আরোপিত কর
ii. দেশীয় উৎপাদিত পণ্যের কর
iii. আমদানি পণ্যের ওপর আরোপিত কর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের ছকটি দেখে ১১৬ ও ১১৭নং প্রশ্নের উত্তর দাও :

১১৬. ছকটি সরকারের আয়ের কোন উৎসটির সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
[ক] কর বহির্ভূত রাজস্ব
✅ কর রাজস্ব
[গ] বৈদেশিক রাজস্ব
[ঘ] দৈশীয় রাজস্ব

১১৭. ছকের ২নং শুষ্কের ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. ক্ষতিকর দ্রব্যের উপর আরোপিত কর
ii. দেশীয় উৎপাদিত পণ্যের কর
iii. আমদানি পণ্যের উপর আরোপিত কর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ
◈ বাংলাদেশ সরকার আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, প্রশাসন পরিচালনা প্রভৃতি কাজে- প্রচুর ব্যয় করে থাকে।
◈ বাংলাদেশ সরকার জাতীয় বার্ষিক বাজেট- ২ রকম ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করে থাকেন।
◈ বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত হলো- প্রতিরক্ষা।
◈ বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো- শিক্ষা।
◈ দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তর থেকে এবং বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে- ঋণ গ্রহণ করতে হয়।
◈ কৃষি, মৎস্য, পশুপালন প্রভৃতি খাতসমূহে সরকারকে প্রতিবছর- উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়।
◈ পুলিশ, আনসার ও বাংলাদেশ বর্ডার গার্ড-সরকারের ব্যয়ের বৃহৎ খাত।
◈ বিচার বিভাগ ও করবিভাগে সরকার- প্রচুর অর্থ ব্যয় করে থাকে।
◈ বিদেশের সাথে সম্পর্ক স্থাপন, দূতা বাস প্রতিষ্ঠা ও পরিচালনার সরকারকে- প্রচুর অর্থ ব্যয় করতে হয়।
◈ বাংলাদেশে প্রতি বছর ক্রমশই বাড়ছে- ব্যয়ের নতুন নতুন খাত।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৮. সরকারি ব্যয় ব্যবস্থাপনায় কোনটি গুরুত্বপূর্ণ বিষয়? (অনুধাবন)
[ক] অনুৎপাদনশীল খাত
✅ উৎপাদনশীল খাত
[গ] প্রতিরক্ষা খাত
[ঘ] শিক্ষা খাত

১১৯. সরকার দেশের বার্ষিক বাজেটে কত ধরনের ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১২০. মন্ত্রণালয় কোন ধরনের প্রশাসনিক ইউনিট? (জ্ঞান)
[ক] সামরিক
[খ] প্রতিরক্ষা
✅ বেসামরিক
[ঘ] আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ

১২১. সরকার বিভিন্ন মন্ত্রণালয় এবং তাদের নিয়ন্ত্রণে পরিচালিত বিভাগসমূহে কীভাবে ব্যয় করে থাকে? (অনুধাবন)
✅ বেসামরিক প্রশাসনের মাধ্যমে
[খ] প্রতিরক্ষার মাধ্যমে
[গ] আনসার বিভাগের মাধ্যমে
[ঘ] বিচার বিভাগের মাধ্যমে

১২২. নাজমুল শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করে। এজন্য সরকার তাকে বেতন-ভাতা প্রদান করে। নাজমুলের প্রাপ্ত বেতন-ভাতা সরকারের ব্যয়ের কোন খাতের মধ্যে পড়ে? (প্রয়োগ)
[ক] প্রতিরক্ষা 
✅ বেসামরিক প্রশাসন
[গ] শিক্ষা
[ঘ] পরিবার কল্যাণ

১২৩. সাম্প্রতিককালে সরকার কোন খাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে? (জ্ঞান)
[ক] স্বাস্থ্য
✅ শিক্ষা
[গ] পশু পালন
[ঘ] অবসর ভাতা

১২৪. দেশকে অশিক্ষার অভিশাপ থেকে সরকার কীভাবে মুক্ত করতে পারবে?
(অনুধাবন)
[ক] শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সরকারিকরণের মাধ্যমে
[খ] শিক্ষিত যুবকদের বেকারত্ব দূর করে
[গ] শিক্ষা বোর্ডকে দুর্নীতিমুক্ত করে
✅ শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে

১২৫. বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য দেশের ভিতর ও বাইরে থেকে যে ঋণ গ্রহণ করা হয় তার সুদ কে পরিশোধ করে? (জ্ঞান)
[ক] জনগণ
[খ] সমাজ 
✅ সরকার
[ঘ] জেলা প্রশাসক

১২৬. প্রতি বছর সরকারকে ঋণের বদলে কী পরিশোধ করতে হয়? (জ্ঞান)
[ক] ধার 
✅ সুদ ও আসল
[গ] মুনাফা
[ঘ] সুদ

১২৭. আজকাল অনেক বেকার যুবক এবং কৃষকরা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ফার্মে কাজ করছে। সরকার দেশের উন্নয়নে এ খাতে প্রচুর ব্যয় করে। এটি নিচের কোনটিকে সমর্থন করে? (প্রয়োগ)
[ক] প্রতিরক্ষা
[খ] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
[গ] পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ
✅ কৃষি, মৎস্য ও পশু পালন

১২৮. বর্তমানে সীমান্ত রক্ষা ও চোরাচালান রোধের জন্য কারা নিয়োজিত? (জ্ঞান)
[ক] বাংলাদেশ রাইফেলস্
✅ বর্ডার গার্ড বাংলাদেশ
[গ] বাংলাদেশ সেনাবাহিনী
[ঘ] বাংলাদেশ পুলিশ বাহিনী

১২৯. বিদেশি স্বার্থরক্ষার্থে সরকারকে কী প্রতিষ্ঠা করতে হয়? (জ্ঞান)
[ক] বিমানবন্দর 
✅ দূতাবাস
[গ] বৈদেশিক ব্যাংক
[ঘ] ঘরবাড়ি

১৩০. ২০০৭ সালে বাংলাদেশে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানলে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে। এ ব্যয় কোন খাতের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] অন্যান্য খাত
✅ অপ্রত্যাশিত
[গ] সমাজকল্যাণমূলক কার্যক্রম
[ঘ] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

১৩১. বাংলাদেশ সরকারকে সচিবালয়, জ্বালানি ও খনিজ ইত্যাদি ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এগুলো কোন খাতটিকে সমর্থন করে? (প্রয়োগ)
[ক] বৈদেশিক বিষয়াবলি
[খ] বেসামরিক পূর্ত কাজ
✅ অন্যান্য খাত
[ঘ] অপ্রত্যাশিত ব্যয়

১৩২. বাংলাদেশ কী ধরনের দেশ? (অনুধাবন)
[ক] দরিদ্র
[খ] উন্নত
[গ] অনুন্নত 
✅ উন্নয়নশীল

১৩৩. বর্তমানে সরকারের ব্যয় বৃদ্ধি করার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] পূর্বের তুলনায় সরকারের পরিধি বেড়েছে
[খ] দেশে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে
[গ] মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পেয়েছে
✅ ব্যয়ের খাত বৃদ্ধি পেয়েছে

১৩৪. কিসের স্বার্থে সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করা উচিত? (জ্ঞান)
[ক] সরকারের উন্নয়নের
[খ] সামাজিক উন্নয়নের
✅ দেশের সামষ্টিক উন্নয়নের
[ঘ] অর্থনৈতিক উন্নয়নের

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৫. সরকার দেশের বার্ষিক বাজেটে যেসব ক্ষেত্রে বরাদ্দ করে- (অনুধাবন)
i. রাজস্ব
ii. উন্নয়নমূলক
iii. জনকল্যাণমূলক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৬. যেসব বৈদেশিক বিষয়াবলির জন্য সরকার প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করে- (উচ্চতর দক্ষতা)
i. বিদেশের সাথে সম্পর্ক স্থাপন
ii. দূতাবাস প্রতিষ্ঠা
iii. বিদেশ থেকে দ্রব্য সামগ্রী আমদানি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৭. সরকারি ব্যয় ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- (অনুধাবন)
i. উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি
ii. অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি
iii. অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৮. বাংলাদেশ সরকার বিপুল অর্থ ব্যয় করে থাকে- (অনুধাবন)
i. ভৌত-অবকাঠামো নির্মাণে
ii. মানবসম্পদ উন্নয়নে
iii. দারিদ্র্যবিমোচনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৯. পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার বাহিনী অপরিহার্য ভূমিকা পালন করে- (উচ্চতর দক্ষতা)
i. দেশের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে
ii. সমাজে শান্তি রাখার ক্ষেত্রে
iii. চোরাচালান রোধের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪০. স্বাস্থ্য ও পরিবার কল্যাণের আওতাভুক্ত যে সমস্ত খাতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে- (অনুধাবন)
i. মাতৃস্বাস্থ্য কর্মসূচি
ii. শিশু কল্যাণ কর্মসূচি
iii. জনসংখ্যা নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪১ ও ১৪২নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ সরকার সাম্প্রতিককালে একটি খাতে প্রচুর ব্যয় করছে। এ খাতসংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পুস্তক প্রদান ইত্যাদি কার্যক্রমে সরকার যথেষ্ট ব্যয় করে।

১৪১. অনুচ্ছেদে বাংলাদেশ সরকারের ব্যয়ের কোন খাতটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? (প্রয়োগ)
[ক] প্রতিরক্ষা
[খ] বেসামরিক প্রশাসন
✅ শিক্ষা
[ঘ] অন্যান্য খাত

১৪২. উক্ত খাতটিতে ব্যয় বৃদ্ধির ফলে- (উচ্চতর দক্ষতা)
i. শিক্ষা সম্প্রসারণ হবে
ii. উপানুষ্ঠানিক শিক্ষার বিস্তার হবে
iii. দেশ অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 ব্যাংকের ধারণা ও শ্রেণিবিভাগ
◈ জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণগ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করার প্রতিষ্ঠান হলো- ব্যাংক।
◈ ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ- অর্থনৈতিক উন্নয়নে।
◈ জনসাধারণ ব্যাংকে জমা রাখে- তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ।
◈ ব্যাংক হলো- ঋণের কারবারি ব্যবস্থা।
◈ ব্যাংক টিকে থাকে- মুনাফার উপর ভিত্তি করে।
◈ উদ্দেশ্য ও কার্য্যাবলির ভিত্তিতে ব্যাংক- তিন প্রকার।
◈ একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান হলো- কেন্দ্রীয় ব্যাংক।
◈ দেশের অর্থবাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে- কেন্দ্রীয় ব্যাংক।
◈ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক- বাংলাদেশ ব্যাংক।
◈ দেশের কাগজি মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারী হলো- কেন্দ্রীয় ব্যাংক।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৩. জনসাধারণের অর্থ গচ্ছিত রাখা ও ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করার প্রতিষ্ঠানকে কী বলে? (জ্ঞান)
✅ ব্যাংক
[খ] আর্থিক প্রতিষ্ঠান
[গ] বিমা
[ঘ] শেয়ারবাজার

১৪৪. আকাশ তার উদ্বৃত্ত টাকা ব্যাংকে জমা রাখে। সে মূলত কী কারণে ব্যাংকে টাকা জমা রাখে? (প্রয়োগ)
[ক] অধিক সুদের আশায়
[খ] অধিক মুনাফার আশায়
✅ নিরাপদে সঞ্চয়ের জন্য
[ঘ] বেশি সম্মানের জন্য

১৪৫. ব্যাংকে জমাকৃত টাকা থেকে আয় হিসেবে জমাদানকারী কী পায়? (অনুধাবন)
[ক] মুনাফা
[খ] তারল্য
✅ সুদ
[ঘ] সঞ্চয়

১৪৬. সুদের হারের পার্থক্যকে ব্যাংকের কী বলে? (জ্ঞান)
[ক] ঋণ
[খ] উৎপাদন
[গ] সুদ 
✅ মুনাফা

১৪৭. ব্যাংককে কিসের কারবারি বলা হয়? (জ্ঞান)
[ক] সুদের
[খ] মুনাফার 
✅ ঋণের
[ঘ] লেনদেনের

১৪৮. উদ্দেশ্য ও কার্য্যাবলির ভিত্তিতে ব্যাংকসমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৪৯. একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংক
[খ] গ্রামীণ ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] বিশেষায়িত ব্যাংক

১৫০. দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে কে নিয়ন্ত্রণ করে? (জ্ঞান)
[ক] অর্থমন্ত্রী
[খ] গভর্নর
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] সরকার

১৫১. দেশের কাগজি মুদ্রা প্রচলনের অধিকারী কোন ব্যাংক? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংক
[খ] বিশেষ আর্থিক প্রতিষ্ঠান
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] আঞ্চলিক ব্যাংক

১৫২. কেন্দ্রীয় ব্যাংক কার প্রতিনিধি হিসেবে কাজ করে? (জ্ঞান)
[ক] জনগণের
[খ] রাষ্ট্রের
✅ সরকারের
[ঘ] অন্যান্য ব্যাংকের

১৫৩. কোনটি সরকারের আর্থিক পরামর্শদাতা হিসেবে কাজ করে? (জ্ঞান)
[ক] আইনসভা
[খ] বাণিজ্যিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] অর্থ মন্ত্রণালয়

১৫৪. বাণিজ্যিক ব্যাংকসমূহ বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে কোন ধরনের ঋণ প্রদান করে? (জ্ঞান)
[ক] দীর্ঘমেয়াদি
[খ] মধ্যমেয়াদি
✅ স্বল্পমেয়াদি
[ঘ] বার্ষিক

১৫৫. সোনালী ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। এটি কোন ধরনের ঋণ প্রদান করে? (প্রয়োগ)
[ক] দীর্ঘমেয়াদি
✅ স্বল্পমেয়াদি
[গ] গৃহ নির্মাণের ঋণ
[ঘ] শিল্পের উন্নয়নের জন্য ঋণ

১৫৬. ন্যাশনাল ব্যাংক কী ধরনের ব্যাংক? (জ্ঞান)
[ক] কেন্দ্রীয় ব্যাংক
[খ] বিশেষায়িত ব্যাংক
✅ বাণিজ্যিক ব্যাংক
[ঘ] ঋণদানকারী ব্যাংক

১৫৭. কোন ব্যাংক বাংলাদেশের শিল্প উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে? (অনুধাবন)
[ক] বাণিজ্যিক ব্যাংক 
✅ শিল্প ব্যাংক
[গ] কৃষি ব্যাংক
[ঘ] কেন্দ্রীয় ব্যাংক

১৫৮. একজন কৃষক অর্থাভাবে তার কৃষিকার্য সম্পাদন করতে পারছে না। এমতাবস্থায় ঐ কৃষককে ঋণ গ্রহণের জন্য কোন ব্যাংকে যেতে হবে? (প্রয়োগ)
[ক] কেন্দ্রীয় ব্যাংকে
[খ] বাণিজ্যিক ব্যাংকে
✅ কৃষি ব্যাংকে
[ঘ] গ্রামীণ ব্যাংকে

১৫৯. দরিদ্র জনসাধারণকে ক্ষুদ্র ঋণ প্রদান করে কোন ব্যাংক? (জ্ঞান)
[ক] কেন্দ্রীয় ব্যাংক
[খ] আঞ্চলিক ব্যাংক
[গ] বাণিজ্যিক ব্যাংক 
✅ গ্রামীণ ব্যাংক

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬০. বাংলাদেশ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকও বলা হয়, কারণ-
i. এটি বাংলাদেশের কেন্দ্রে অবস্থিত
ii. দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে
iii. দেশে কাগজি মুদ্রা প্রচলনের অধিকারী

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬১. সমবায় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে-
i. সমবায় কার্যক্রমে ঋণদানের লক্ষ্যে
ii. জনসাধারণের ঋণ গ্রহণের লক্ষ্যে
iii. জনগণকে সমবায়ী মনোভাব সম্পন্ন করার লক্ষ্যে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬২. ব্যাংক জনসাধারণের গচ্ছিত অর্থ ঋণ হিসেবে প্রদান করে-
i. ব্যবসায়ীদের
ii. উৎপাদনকারীদের
iii. ঋণগ্রহীতাদের

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৩. কেন্দ্রীয় ব্যাংক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে-
i. দেশের অর্থবাজারকে
ii. দেশের মুদ্রা বাজারকে
iii. অন্যান্য ব্যাংকসমূহকে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৪ ও ১৬৫নং প্রশ্নের উত্তর দাও :
মুনাফার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি টিকে থাকে। এজন্য একে ঋণের কারবারি বলা হয়। জনসাধারণ তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য এখানে জমা রাখে।

১৬৪. অনুচ্ছেদে কোন প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে? (প্রয়োগ)
✅ ব্যাংক
[খ] ইন্স্যুরেন্স
[গ] বিমা
[ঘ] সরকারি কোষাগার

১৬৫. উক্ত প্রতিষ্ঠানটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. জনসাধারণের অর্থ গচ্ছিত রাখে
ii. ঋণগ্রহীতাদের ঋণ প্রদান করে
iii. অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা করে

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বাণিজ্যিক ব্যাংকের কার্য্যাবলি
◈ বাণিজ্যিক ব্যাংক হলো- ব্যবসায়-বাণিজ্যের প্রাণ।
◈ বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো- জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা।
◈ ব্যাংকের আমানত প্রধানত- ৩ প্রকার।
◈ যে কোনো সময় তোলা যায়- চলতি আমানতের গচ্ছিত অংশ।
◈ বাণিজ্যিক ব্যাংক স্থায়ী আমানতের জন্য আমানতকারীকে- উচ্চহারে সুদ প্রদান করা হয়।
◈ বাণিজ্যিক ব্যাংক ঋণপ্রদানের ক্ষেত্রে সাধারণত তাদের কার্যক্রম পরিচালনা করে- মূল্যবান সম্পত্তি বন্ধক রেখে।
◈ বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ হলো- ঋণ প্রদান।
◈ বাণিজ্যিক ব্যাংকের ক্ষমতা নেই- কাগজি নোট প্রচলনের।
◈ বৈদেশিক বাণিজ্যের অধিকাংশ কাজ পরিচালিত হয়- বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে।
◈ মূল্যবান অলংকার, দলিলপত্র প্রভৃতি নিরাপদে গচ্ছিত রাখে- বাণিজ্যিক ব্যাংক।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৬. ব্যবসা-বাণিজ্যের প্রাণ কোন ব্যাংক? (অনুধাবন)
[ক] কৃষি ব্যাংক
[খ] গ্রামীণ ব্যাংক
[গ] কেন্দ্রীয় ব্যাংক
✅ বাণিজ্যিক ব্যাংক

১৬৭. কীভাবে বাণিজ্যিক ব্যাংক কাজ করে? (অনুধাবন)
[ক] মুনাফা নিয়ে
[খ] লাভ নিয়ে
✅ জনসাধারণের কাছ থেকে আমানত নিয়ে
[ঘ] সুদ নিয়ে

১৬৮. রহিম তার অর্জিত আয়ের উদ্বৃত্ত অংশ এমনভাবে ব্যাংকে রাখতে চায় যেন সে যেকোনো সময় টাকা ওঠাতে পারে-এক্ষেত্রে সে কোন ধরনের আমানত রাখবে? (প্রয়োগ)
[ক] চাহিদা আমানত
✅ চলতি আমানত
[গ] স্থায়ী আমানত
[ঘ] মেয়াদি আমানত

১৬৯. কোন আমানতের গচ্ছিত অর্থ যে কোনো সময় তোলা যায়? (জ্ঞান)
✅ চলতি আমানত
[খ] সঞ্চয়ী আমানত
[গ] স্থায়ী আমানত
[ঘ] অস্থায়ী আমানত

১৭০. সপ্তাহে এক বা দুইবার অর্থ তোলা যায় কোন আমানত থেকে? (জ্ঞান)
[ক] চলতি আমানত 
✅ সঞ্চয়ী আমানত
[গ] স্থায়ী আমানত
[ঘ] বিশেষ আমানত

১৭১. কোন আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে অল্প সুদ প্রদান করে? (জ্ঞান)
[ক] চলতি আমানত
✅ সঞ্চয়ী আমানত
[গ] স্থায়ী আমানত
[ঘ] বিশেষ আমানত

১৭২. একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর যে আমানত তোলা যায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] চলতি আমানত
[খ] সঞ্চয়ী আমানত
✅ স্থায়ী আমানত
[ঘ] বিশেষ আমানত

১৭৩. কোন আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে উচ্চ হারে সুদ প্রদান করতে হয়? (জ্ঞান)
[ক] চলতি
[খ] সঞ্চয়ী
✅ স্থায়ী
[ঘ] অস্থায়ী

১৭৪. বাণিজ্যিক ব্যাংক কোন অর্থ ঋণ হিসেবে প্রদান করে? (অনুধাবন)
[ক] প্রাপ্ত অনুদান 
✅ জনসাধারণের গচ্ছিত অর্থ
[গ] সরকার প্রদত্ত অর্থ
[ঘ] বাংলাদেশ ব্যাংক প্রদত্ত অর্থ

১৭৫. বাণিজ্যিক ব্যাংক কোন ক্ষেত্রে মূল্যবান সম্পত্তি বন্ধক রাখে? (জ্ঞান)
✅ ঋণ প্রদানের ক্ষেত্রে
[খ] কর্মকর্তার নিয়োগের ক্ষেত্রে
[গ] হুন্ডি বাট্টার ক্ষেত্রে
[ঘ] জামানতের ক্ষেত্রে

১৭৬. মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বেই ইউসুফ সাহেবের টাকার প্রয়োজন হলো। তিনি কোন ব্যাংক থেকে হুন্ডি ভাঙিয়ে টাকা পেতে পারেন? (প্রয়োগ)
✅ বাণিজ্যিক ব্যাংক
[খ] কেন্দ্রীয় ব্যাংক
[গ] বিশেষায়িত ব্যাংক
[ঘ] সোনালী ব্যাংক

১৭৭. বাণিজ্যিক ব্যাংক বাট্টা ধার্য করে কোন ক্ষেত্রে? (অনুধাবন)
✅ বিনিময় বিল ভাঙানোর ক্ষেত্রে
[খ] চেক ভাঙানোর ক্ষেত্রে
[গ] বড় টাকার নোট ভাঙানোর ক্ষেত্রে
[ঘ] টাকা উত্তোলনের সময়

১৭৮. বাণিজ্যিক ব্যাংক কোন কাজের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করে? (জ্ঞান)
[ক] চেক ভাঙিয়ে
[খ] ঋণ নিয়ে
✅ বিনিময় বিল ভাঙিয়ে
[ঘ] সুদের মাধ্যমে

১৭৯. বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কোন বাণিজ্যের অধিকাংশ কাজ পরিচালিত হয়? (জ্ঞান)
[ক] স্থানীয়
[খ] আঞ্চলিক 
✅ বৈদেশিক
[ঘ] জাতীয়

১৮০. কোন ব্যাংক নিরাপদে ও দ্রুত টাকা স্থানান্তর করে? (জ্ঞান)
[ক] কেন্দ্রীয় ব্যাংক 
✅ ব্যাণিজ্যিক ব্যাংক
[গ] বিশেষায়িত ব্যাংক
[ঘ] গ্রামীণ ব্যাংক

১৮১. বন্ড, স্টক, শেয়ার ইত্যাদি ক্রয়-বিক্রয় করে কোন ব্যাংক? (জ্ঞান)
[ক] কেন্দ্রীয় ব্যাংক
[খ] অগ্রণী ব্যাংক
[গ] বিশেষায়িত ব্যাংক 
✅ বাণিজ্যিক ব্যাংক

১৮২. জাকারিয়া সাহেব প্রতি মাসে টেলিফোন ও বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য ব্যাংকে যান। তিনি কোন ব্যাংকে যান? (প্রয়োগ)
[ক] কেন্দ্রীয় ব্যাংক 
✅ বাণিজ্যিক ব্যাংক
[গ] সমবায় ব্যাংক
[ঘ] গ্রামীণ ব্যাংক

১৮৩. মূল্যবান অলংকার, দলিলপত্র প্রভৃতি নিরাপদে গচ্ছিত রাখে কোন ব্যাংক? (জ্ঞান)
✅ বাণিজ্যিক ব্যাংক
[খ] কেন্দ্রীয় ব্যাংক
[গ] বিশেষায়িত ব্যাংক
[ঘ] ন্যাশনাল ব্যাংক

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮৪. বাণিজ্যিক ব্যাংকসমূহ যা দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে- (অনুধাবন)
i. ব্যাংক ড্রাফট
ii. চেক
iii. হুন্ডি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৫. বাণিজ্যিক ব্যাংকসমূহ কাজ করে- (অনুধাবন)
i. আমানত গ্রহণ করে
ii. সুদ প্রদান করে
iii. ঋণ দান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৬. ব্যাংকের আমানতগুলো হলো- (অনুধাবন)
i. চলতি
ii. অস্থায়ী
iii. সঞ্চয়ী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৭. বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের সহায়তা করে- (অনুধাবন)
i. বাড়িভাড়া পরিশোধে
ii. আয়কর পরিশোধে
iii. বিমার প্রিমিয়াম পরিশোধে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৮. বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের সুবিধার্থে ক্রয়-বিক্রয় করে- (অনুধাবন)
i. শেয়ার
ii. স্টক
iii. ডিবেঞ্চার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৯. বাণিজ্যিক ব্যাংক ক্রেতা-বিক্রেতাদের দেনা-পাওনা নিষ্পত্তিতে সাহায্য করে- (অনুধাবন)
i. অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে
ii. বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে
iii. কেন্দ্রীয় ব্যাংককে ঋণ দানের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯০. বাণিজ্যিক ব্যাংক ঋণ দিয়ে থাকে- (অনুধাবন)
i. স্বল্পমেয়াদি
ii. মধ্যমেয়াদি
iii. দীর্ঘমেয়াদি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯১ ও ১৯২ নং প্রশ্নের উত্তর দাও :
বন্ধু জামিলের ফোন পেয়ে একটু আগেই অফিসে চলে এলেন আমিন সাহেব। তিনি একজন ব্যাংকার। অফিসে গিয়ে জনাব জামিলের বিনিময় বিল ভাঙ্গিয়ে দিলেন।

১৯১. আমিন সাহেব কোন ধরনের ব্যাংকে কার্যরত? (প্রয়োগ)
[ক] কেন্দ্রীয় ব্যাংক
[খ] আঞ্চলিক ব্যাংক
✅ বাণিজ্যিক ব্যাংক
[ঘ] শাখা ব্যাংক

১৯২. আমিন সাহেবের কার্যালয়- (উচ্চতর দক্ষতা)
i. কাগজী নোট প্রচলন করতে পারে
ii. চেক সৃষ্টি করতে পারে
iii. বাট্টা ধার্য করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 কেন্দ্রীয় ব্যাংকের কার্য্যাবলি
◈ কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ হলো- কাগজি মুদ্রা প্রচলন ও মুদ্রাব্যবস্থা স্থিতিশীল রাখা।
◈ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রাই হলো- চিহ্নিত মুদ্রা।
◈ সরকারের ব্যাংক হলো- কেন্দ্রীয় ব্যাংক।
◈ সরকারের প্রতিনিধি হিসেবে বিনা খরচে বিভিন্ন উৎস থেকে সরকারের পাওনা আদায় এবং বিভিন্ন খাতে সরকারের দেনা পরিশোধ করে- কেন্দ্রীয় ব্যাংক।
◈ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব-নিকাশ করে এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে- কেন্দ্রীয় ব্যাংক।
◈ কেন্দ্রীয় ব্যাংক কাজ করে- অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে।
◈ কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো- ঋণ নিয়ন্ত্রণ করা।
◈ কেন্দ্রীয় ব্যাংককে বলা হয়- সর্বশেষ পর্যায়ের ঋণদাতা।
◈ বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা-পাওনার ক্লিয়ারিং হাউজ বা নিকাশঘর হিসেবে কাজ করে- কেন্দ্রীয় ব্যাংক।
◈ অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে- কেন্দ্রীয় ব্যাংক।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯৩. মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য স্থিতিশীল রাখার দায়িত্ব কার ওপর ন্যস্ত? (জ্ঞান)
✅ কেন্দ্রীয় ব্যাংকের
[খ] বাণিজ্যিক ব্যাংকের
[গ] গ্রামীণ ব্যাংকের
[ঘ] বিশেষায়িত ব্যাংকের

১৯৪. কেন্দ্রীয় ব্যাংক মূলত কার ব্যাংক? (অনুধাবন)
✅ সরকারের
[খ] জনগণের
[গ] রাষ্ট্রের
[ঘ] অন্যান্য ব্যাংকের

১৯৫. সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব-নিকাশ করে কোন ব্যাংক? (জ্ঞান)
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] ঢাকা ব্যাংক
[গ] বাণিজ্যিক ব্যাংক
[ঘ] গ্রামীণ ব্যাংক

১৯৬. বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে। এসব ব্যাংকের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক অভিভাবকস্থানীয় কারণ কী? (প্রয়োগ)
[ক] সরকারের ব্যাংক
[খ] জনগণের ব্যাংক
✅ অন্যান্য ব্যাংকের ব্যাংক
[ঘ] রাষ্ট্রের ব্যাংক

১৯৭. কেন্দ্রীয় ব্যাংক জমাকৃত মূলধনের নির্দিষ্ট অংশ হ্রাস বৃদ্ধি করে কোন ব্যাংকের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করে? (জ্ঞান)
[ক] সোনালী ব্যাংক
[খ] আঞ্চলিক ব্যাংক
✅ বাণিজ্যিক ব্যাংক
[ঘ] গ্রামীণ ব্যাংক

১৯৮. মোট অর্থের পরিমাণ কখন বেড়ে যেতে পারে? (অনুধাবন)
[ক] অতিরিক্ত মুদ্রা ছাপানো হলে
[খ] বিদেশ থেকে পর্যাপ্ত সাহায্য পেলে
✅ অতিরিক্ত ঋণ সৃষ্টি করা হলে
[ঘ] অতিরিক্ত ঋণের টাকা আদায় করা হলে

১৯৯. মোট অর্থের পরিমাণ বেড়ে গেলে দেশে কী সমস্যার সৃষ্টি হতে পারে? (জ্ঞান)
[ক] মুদ্রার মান কমে যায়
[খ] দ্রব্যের দাম বেড়ে যায়
✅ মুদ্রাস্ফীতি দেখা দেয়
[ঘ] মুদ্রা সংকোচন দেখা দেয়

২০০. কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি এড়ানোর লক্ষ্যে কোন পদক্ষেপ গ্রহণ করে? (অনুধাবন)
[ক] মুদ্রা কম ছাপায়
✅ ঋণ নিয়ন্ত্রণ করে
[গ] বাণিজ্যিক ব্যাংককে চাপে রাখে
[ঘ] বার্ষিক বাজেটের সমালোচনা করে

২০১. বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর্থিক সংকটের হাত থেকে রক্ষা করে কে? (জ্ঞান)
[ক] সরকার
[খ] রাষ্ট্র
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] জনসাধারণ

২০২. বাণিজ্যিক ব্যাংকগুলা কখন বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হয়? (অনুধাবন)
✅ অন্য কোনো উৎস হতে ঋণ গ্রহণে ব্যর্থ হলে
[খ] সরকারের ব্যয়ের নতুন খাত দেখা দিলে
[গ] ঋণ পরিশোধ করতে না পারলে
[ঘ] ব্যাংক থেকে সরকার ঋণ নিলে

২০৩. কেন্দ্রীয় ব্যাংককে সর্বশেষ পর্যায়ের ঋণদাতা বলা হয় কেন? (অনুধাবন)
[ক] সরকারকে অধিক ঋণ প্রদান করে বলে
[খ] সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে বলে
✅ বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর্থিক সংকট থেকে রক্ষা করে
[ঘ] কাগজি মুদ্রার প্রচলন করে বলে

২০৪. কোন ব্যাংককে নিকাশ ঘর বলা হয়? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংককে 
✅ কেন্দ্রীয় ব্যাংককে
[গ] সমবায় ব্যাংককে
[ঘ] গ্রামীণ ব্যাংককে

২০৫. কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে আন্তঃব্যাংক দেনা-পাওনা মিটিয়ে থাকে কিসের মাধ্যমে? (অনুধাবন)
[ক] ড্রাফট
[খ] হুন্ডি
✅ চেক
[ঘ] বন্ড

২০৬. কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশীয় মুদ্রার কী নির্ধারণ করে? (জ্ঞান)
[ক] নির্দিষ্ট লেনদেনের হার 
✅ নির্দিষ্ট বিনিময় হার
[গ] নির্দিষ্ট সুদের হার
[ঘ] নির্দিষ্ট ঋণের হার

২০৭. কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে কেন? (অনুধাবন)
[ক] মজুত করার জন্য
[খ] মুদ্রাস্ফীতি রক্ষার জন্য
✅ দেশি মুদ্রার বিনিময় হার রক্ষার জন্য
[ঘ] সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০৮. কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ- (অনুধাবন)
i. কাগজি মুদ্রার প্রচলন
ii. মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা
iii. চিহ্নিত মুদ্রার বহির্মূল্য স্থিতিশীল রাখা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৯. কেন্দ্রীয় ব্যাংককে বলা হয়- (অনুধাবন)
i. সরকারের প্রতিনিধি
ii. অন্যান্য ব্যাংকের ব্যাংক
iii. সর্বশেষ পর্যায়ের ঋণদাতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১০ ও ২১১নং প্রশ্নের উত্তর দাও :
জাহিদ এমন একটি ব্যাংকে চাকরি করেন যা অন্যান্য ব্যাংককে তদারকি ও নিয়ন্ত্রণ করে থাকে। তাছাড়া তার ব্যাংক সরকারের পাওনা আদায় ও দেনা পরিশোধ করে এবং প্রয়োজনবোধে সরকারকে ঋণ দেয়।

২১০. জাহিদ সাহেব কোন ব্যাংকে চাকরি করেন? (প্রয়োগ)
[ক] বাণিজ্যিক ব্যাংকে 
✅ কেন্দ্রীয় ব্যাংকে
[গ] আঞ্চলিক ব্যাংকে
[ঘ] জনতা ব্যাংকে

২১১. উক্ত ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে-
i. প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে
ii. জাতীয় বাজেট প্রণয়নের সাহায্য করে
iii. গবেষণা পরিচালনা করে

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 দারিদ্র্য বিমোচন ও স্বকর্মসংস্থানে বিভিন্ন ব্যাংকের ভূমিকা
◈ বেকারত্বের অভিশাপ হতে মুক্ত হওয়ার লক্ষ্যে একজন কর্মক্ষম ও কর্মে ইচ্ছুক মানুষ স্ব-উদ্যোগে যখন উৎপাদন বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকে তাই হলো- স্বকর্মসংস্থান।
◈ বাংলাদেশে প্রতিবছর শ্রমবাজারে প্রবেশ করছে- ২০ থেকে ২৫ লক্ষ নতুন কর্মক্ষম মানুষ।
◈ কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে- বাংলাদেশ কৃষি ব্যাংক।
◈ স্বাধীনতার পরপরই সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের সকল দায়- দায়িত্ব ও সম্পদ নিয়ে গঠিত ব্যাংকই হলো- বাংলাদেশ কৃষি ব্যাংক।
◈ হাঁস-মুরগি পালন, মৎস্য উৎপাদন, গুটি পোকার চাষ, ফলের চাষ, ফুলের চাষ ও কুটির শিল্পের জন্য ঋণ দান করে- বাংলাদেশ কৃষি ব্যাংক।
◈ দারিদ্র্য বিমোচনের জন্য নির্ধারিত হয় ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার- ন্যূনতম ২৫%।
◈ বাংলাদেশে একটি ব্যতিক্রমধর্মী ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করেছে- গ্রামীণ ব্যাংক।
◈ গ্রামীণ ব্যাংক পল্লির ভূমিহীন পুরুষ ও নারীদের ঋণদানের জন্য একটি- বিশেষ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান।
◈ বাংলাদেশের দরিদ্র পুরুষ ও নারীদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে- গ্রামীণ ব্যাংক।
◈ গ্রামের বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রেখেছে- গ্রামীণ ব্যাংক।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১২. স্বাধীনভাবে একজন কর্মক্ষম মানুষ স্বউদ্যোগে উৎপাদন বা আয় উপার্জনে নিয়োজিত থাকাকে কী বলে? (জ্ঞান)
[ক] দারিদ্র্যবিমোচন 
✅ স্বকর্মসংস্থান
[গ] কর্মসংস্থান
[ঘ] আত্মনির্ভরশীল

২১৩. বাংলাদেশে প্রতিবছর কত লক্ষ লোক শ্রমবাজারে প্রবেশ করছে? (জ্ঞান)
[ক] ১০-১৫
[খ] ১৫-২০ 
✅ ২০-২৫
[ঘ] ৩০-৩৫

২১৪. বাংলাদেশ কৃষি ব্যাংক কখন গঠিত হয়? (জ্ঞান)
✅ স্বাধীনতার পর পরই
[খ] স্বাধীনতার পূর্বে
[গ] পাকিস্তান আমলে
[ঘ] ব্রিটিশ আমলে

২১৫. বাংলাদেশ কৃষি ব্যাংক কেন গঠিত হয়? (অনুধাবন)
✅ কৃষি উন্নয়নের জন্য
[খ] খাদ্য ঘাটতি দূর করার জন্য
[গ] ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধির জন্য
[ঘ] শিল্পের উন্নয়নের জন্য

২১৬. বাংলাদেশ কৃষি ব্যাংক কাদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে? (জ্ঞান)
[ক] বেকারদের
[খ] প্রজাদের 
✅ কৃষকদের
[ঘ] ব্যবসায়ীদের

২১৭. ব্যতিক্রমধর্মী ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করেছে কোন ব্যাংক? (জ্ঞান)
[ক] কৃষি ব্যাংক
[খ] শিল্পব্যাংক
[গ] বাণিজ্যিক ব্যাংক 
✅ গ্রামীণ ব্যাংক

২১৮. গনি মিয়া একজন ভূমিহীন। তার আর্থিক উন্নয়নের জন্য নিচের কোন অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান ঋণ দেবে? (প্রয়োগ)
✅ গ্রামীণ ব্যাংক
[খ] কৃষি ব্যাংক
[গ] শিল্প ব্যাংক
[ঘ] বাণিজ্যিক ব্যাংক

২১৯. গ্রামীণ ব্যাংক বিশেষায়িত ব্যাংক বলার যৌক্তিক কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] গ্রামের লোকদের নিয়ে কাজ করে বলে
✅ বিশেষ উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে ঋণ দান করে বলে
[গ] গ্রামের নারী ও পুরুষদের নিয়ে কাজ করে বলে
[ঘ] ব্যতিক্রমধর্মী ব্যাংক বলে

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২২০. কৃষি তথা গ্রামীণ উন্নয়নের জন্য অধিক উপযোগী ব্যাংক হলো- (অনুধাবন)
i. কৃষি ব্যাংক
ii. শিল্প ব্যাংক
iii. গ্রামীণ ব্যাংক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২১. গ্রামীণ ব্যাংক বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে বাংলাদেশের- (অনুধাবন)
i. দরিদ্র নারীদের
ii. দরিদ্র পুরুষদের
iii. ধনী যুবকদের

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২২. গ্রামের বেকার জনগোষ্ঠীর জন্য স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে- (অনুধাবন)
i. কৃষি ব্যাংক
ii. গ্রামীণ ব্যাংক
iii. ইসলামী ব্যাংক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৩. কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- (অনুধাবন)
i. দারিদ্র্যবিমোচনে
ii. কর্মসংস্থান সৃষ্টিতে
iii. অবকাঠামো নির্মাণে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৪ ও ২২৫ নং প্রশ্নের উত্তর দাও :
দরিদ্র গৃহবধূ জামিলা খাতুন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেলাইয়ের ওপর প্রশিক্ষণ নিয়ে কোনো বন্ধকি ছাড়াই ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি সেলাই মেশিন ক্রয় করেন। এখন জামিলা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।

২২৪. জামিলা খাতুন যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তার নাম কী? (প্রয়োগ)
[ক] বাণিজ্যিক ব্যাংক
[খ] শিল্প ব্যাংক
[গ] সমবায় ব্যাংক 
✅ গ্রামীণ ব্যাংক

২২৫. জামিলা খাতুন যে ব্যাংক থেকে ঋণ নেন সেই ব্যাংকের প্রধান কাজ হলো- (উচ্চতর দক্ষতা)
i. বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করা
ii. স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
iii. মক্কেলদের কাছ থেকে আমানত গ্রহণ করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

2 Comments:

  1. Anonymous11:48:00 AM

    আপনাকে অনেক ধন্যবাদ। এই পোস্টটি মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি । এভাবেই আমাদের মতো স্টুন্ডেদের পাশে থাকবেন এই আমার কামনা।

    ReplyDelete
  2. Anonymous7:51:00 PM

    অনেক ধন্যবাদ

    ReplyDelete