SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১১ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
একাদশ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 Bangladesh and Global Studies Guide and SSC Exam Preparation
Bangladesh and Global Studies Chapter-11
Bangladesh and Global Studies
MCQ
Question and Answer pdf download

অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি

১. দেশের শ্রমশক্তির মোট কতো শতাংশ কৃষিখাতে নিয়োজিত?
[ক] ১৭.৩১
[খ] ২৪.৭৩
[গ] ২৮.৪০
✅ ৪৩.৬০

২. মোট জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একটি গার্মেন্টস কারখানার কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হবে?
[ক] তুলা
[খ] সুতা
[গ] কাপড়
✅ শার্ট

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
 ২০১০ সালে ‘H’ দেশের মোট জাতীয় আয় ছিল ৯৬০০ কোটি মার্কিন ডলার এবং জনসংখ্যা ছিল ১৬ কোটি।

৩. ২০১০ সালে ‘H’ দেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার ছিল?
[ক] ৪০০
[খ] ৫০০
✅ ৬০০
[ঘ] ৭০০

৪. উক্ত সূচকটি দ্বারা প্রকাশ পায় ‘H’ দেশের মানুষের-
i. জীবনযাত্রার মান
ii. সঞ্চয়ের হার
iii. শিক্ষার হার

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] ii ও iii

বাংলাদেশ ও বিশ্বপরিচয় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. অনুন্নত দেশের জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কোনটি?
[ক] শিল্প
[খ] সেবা
✅ কৃষিজ
[ঘ] ব্যবসা

২. নিম্ন আয়ের দেশের সর্বোচ্চ মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
[ক] ৭৬০
✅ ১০০৫
[গ] ১০০৬
[ঘ] ৩৯৭৫

৩. সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতিতে কোন খাতের গুরুত্ব ও অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে?
✅ শিল্পখাতের
[খ] কৃষিখাতের
[গ] শিক্ষাখাতের
[ঘ] নির্মাণ খাতের

৪. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে সাক্ষরতার হার-
✅ ৪৩. ৭%
[খ] ৪৯. ৭%
[গ] ৫১. ৮%
[ঘ] ৫৯. ৮%

৫. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটার জনসংখ্যার ঘনত্ব কত ছিল?
[ক] ১০০৫ জন
[খ] ১০১০ জন
✅ ১০১৫ জন
[ঘ] ১০২০ জন

৬. দেশের সার্বিক উন্নয়ন অর্জনের জন্য বর্তমান সরকার পরিকল্পিত উন্নয়নের যে উদ্যোগটি নিয়েছে, তা হলো-
[ক] ভিশন-২০২০
✅ ভিশন-২০২১
[গ] ভিশন-২০২২
[ঘ] ভিশন-২০২৩

৭. জনসংখ্যা বৃদ্ধির চরম পর্যায় কোনটি?
✅ খাদ্যসংকট
[খ] রাস্তাঘাট ধ্বংস
[গ] প্রাকৃতিক দুর্যোগ
[ঘ] ঘরবাড়ি ধ্বংস

৮. অনুন্নত দেশের একটি প্রধান বৈশিষ্ট্য হলো-
✅ মাথাপিছু আয় কম
[খ] শিল্পের উপর নির্ভরশীলতা
[গ] কৃষির উপর নির্ভরশীলতা
[ঘ] অন্য দেশের উপর নির্ভরশীলতা

৯. উৎপাদিত দ্রব্যসামগ্রী ও দ্রব্যের আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয়-
[ক] মূলধন
[খ] মোট সুদ
[গ] মুনাফা
✅ মোট জাতীয় উৎপাদন

১০. দেশের শ্রম শক্তির মোট কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত?
[ক] ১৭. ৩১
[খ] ২৪. ৭৩
[গ] ২৮. ৪০
✅ ৪৩. ৬০

১১. কৃষি উন্নয়নের একটি বড় নিয়ামক হলো-
[ক] প্রশিক্ষণদান
[খ] কৃষকের সংখ্যা বৃদ্ধি
[গ] কৃষি জমির পরিমাণ বৃদ্ধি
✅ পর্যাপ্ত কৃষি ঋণদান

১২. বাংলাদেশের শিপিং কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৭৯
[খ] ১৯৭৭
[গ] ১৯৭৪
✅ ১৯৭২

১৩. ২০১০-১১ অর্থবছরে শিল্পখাতের অবদান কত শতাংশ ছিল?
[ক] ১৪. ৮১
[খ] ১৭. ৩১
[গ] ১৯. ৯৫
✅ ৩০. ৩৩

১৪. আদমশুমারি রিপোর্ট, ২০১১ অনুযায়ী বাংলাদেশে কত শতাংশ জনগণ নিরক্ষর?
[ক] ৪১%
[খ] ৪২%
✅ ৪৩%
[ঘ] ৪৪%

১৫. মাথাপিছু আয় হচ্ছে-
✅ মাথাপিছু আয় = মোট জাতীয় আয়মোট জনসংখ্যা
[খ] মাথাপিছু আয় = মোট জনসংখ্যা আয়মোট জাতীয় আয়
[গ] মাথাপিছু আয় = মোট জাতীয় আয়মোট জাতীয় ব্যয়
[ঘ] মাথাপিছু আয় = মোট উৎপাদনমোট জনসংখ্যা

১৬. “অনুন্নত দেশ হচ্ছে সেইসব দেশ যেগুলোতে জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের তুলনায় পুঁজি বা মূলধন কম”। উক্তিটি কার?
[ক] ম্যালথাস
[খ] কার্ল মার্কস
[গ] ম্যাকাইভার
✅ র‌্যাগনার নার্কস

১৭. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোন দেশে বাংলাদেশ সর্বাধিক পণ্য রপ্তানি করে?
[ক] পাকিস্তানে
[খ] শ্রীলংকায়
✅ ভারতে
[ঘ] নেপালে

১৮. কোনটি নিম্ন আয়ের দেশ?
[ক] পাকিস্তান
[খ] শ্রীলংকা
✅ নেপাল
[ঘ] তুরস্ক

১৯. বাংলাদেশের অর্থনীতিকে কতটি খাতে ভাগ করা যায়?
✅ ১৫টি
[খ] ১৪টি
[গ] ১৩টি
[ঘ] ১২টি

২০. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব- (২০১১ সালের আদমশুমারি অনুসারে)।
[ক] ১০২৫ জন
✅ ১০১৫ জন
[গ] ১১২৫ জন
[ঘ] ১২১৫ জন

২১. উৎপাদিত উপাদানের মূল সমষ্টিকে বলা হয়-
✅ মোট জাতীয় আয়
[খ] মোট জাতীয় উৎপাদন
[গ] মাথাপিছু আয়
[ঘ] মোট উৎপাদন

২২. ২০১০-১১ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে খাতওয়ারি অবদানের কোন খাত তৃতীয় স্থানে রয়েছে?
[ক] শিল্প খাত
[খ] ব্যবসা খাত
[গ] সেবা খাত
✅ কৃষি খাত

২৩. আদমশুমারি রিপোর্ট ২০১১ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?
✅ ১. ৩৭%
[খ] ১. ৪৮%
[গ] ১. ৮০%
[ঘ] ২. ১৭%

২৪. ২০১০ সালের তথ্য অনুযায়ী মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে মালয়েশিয়া, চীন, ইরান কোন ধরনের দেশ?
[ক] উচ্চ আয়ের দেশ
✅ উচ্চ মধ্য আয়ের দেশ
[গ] নিম্ন মধ্য আয়ের দেশ
[ঘ] নিম্ন আয়ের দেশ

২৫. নিচের কোনটি ‘সামাজিক সেবা’ খাতের অন্তর্ভুক্ত?
✅ শিক্ষা
[খ] পরিবহন
[গ] সংরক্ষণ ও যোগাযোগ
[ঘ] হোটেল ও রেস্তোরাঁ

২৬. একটি দেশের GDP = ৭,০০০ কোটি ডলার, বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় = ৩,০০০ কোটি ডলার এবং দেশে অবস্থানরত বিদেশিদের আয় ২,৫০০ কোটি ডলার। তাহলে, GNP = কত?
✅ ৭,৫০০ কোটি ডলার
[খ] ৯,৫০০ কোটি ডলার
[গ] ১০,০০০ কোটি ডলার
[ঘ] ১২,৫০০ কোটি ডলার

২৭. জাপানের মাথাপিছু মোট জাতীয় আয় কত ইউ. এস ডলার?
[ক] ৭২,১৫০
[খ] ৬২,১৫০
[গ] ৫২,১৫০
✅ ৪২,১৫০

২৮. দেশের শ্রমশক্তির মোট কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত?
[ক] ১৭. ৩১
[খ] ২৪. ৭৩
[গ] ২৮. ৪০
✅ ৪৩. ৬০

২৯. মোট জাতীয় আয়ের পরিমাপের ক্ষেত্রে একটি গার্মেন্টস কারখানায় কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হয়?
[ক] তুলা
[খ] সুতা
[গ] কাপড়
✅ শার্ট

৩০. বাংলাদেশে মাথাপিছু মোট জাতীয় আয় কত (২০১০)?
✅ ৬৪০ ইউএস ডলার
[খ] ৪৯০ ইউএস ডলার
[গ] ৭৬০ ইউএস ডলার
[ঘ] ৭৮০ ইউএস ডলার

৩১. নিচের কোনটি ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে?
[ক] মোট দেশজ উৎপাদন
[খ] মোট জাতীয় আয়
[গ] মোট মুনাফা
✅ মাথাপিছু আয়

৩২. বিগত এক দশক যাবত বাংলাদেশের রপ্তানী সবচেয়ে বড় বাজার কোনটি?
[ক] ফ্রান্স
✅ যুক্তরাষ্ট্র
[গ] যুক্তরাজ্য
[ঘ] শ্রীলংকা

৩৩. স্বাধীনতা পূর্ব বাংলাদেশের অর্থনীতির কোন ধাপটিকে বলা হয় ‘বাংলার স্বর্ণযুগ’?
[ক] প্রাচীন কাল
✅ মুসলিম শাসনামল
[গ] ব্রিটিশ শাসনামল
[ঘ] পাকিস্তান আমল

৩৪. কাজ করার অধিকার কোন ধরনের অধিকার?
[ক] সামাজিক অধিকার
[খ] রাজনৈতিক অধিকার
✅ অর্থনৈতিক অধিকার
[ঘ] নৈতিক অধিকার

৩৫. বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয়ভাগে ভাগ করেছে?
[ক] ৫
[খ] ৪
✅ ৩
[ঘ] ২

৩৬. সজল তার বাবার পতিত জমিতে পরিকল্পিতভাবে সবজি চাষ করছে। গ্রামের মানুষ এখানে কাজ করে মজুরি পাচ্ছে। কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে সার, বীজ কিনেছে। এ বছর তার জমিতে বিভিন্ন রকম সবজির ভালো ফলন হয়েছে। এখানে সজলের ভূমিকায় উৎপাদনের কোন উপাদানকে ইঙ্গিত করা হয়েছে?
[ক] শ্রম
[খ] মূলধন
✅ ভূমি
[ঘ] সংগঠন

৩৭. অর্থনীতিবিদ মামা ভাগ্নেকে একটি উৎপাদনের উদাহরণ দিলেন। উদাহরণটি হলো তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে শার্ট উৎপাদন করা হয়। এভাবে উৎপাদন সম্পন্ন হয়। উদ্দীপকে শার্ট কোন ধরনের পণ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
[ক] প্রাথমিক দ্রব্য
[খ] মাধ্যমিক দ্রব্য
✅ চূড়ান্ত দ্রব্য
[ঘ] উৎকৃষ্ট দ্রব্য

৩৮. দেশজ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি?
[ক] প্রাকৃতিক সম্পদ
[খ] খনিজ সম্পদ
✅ ভৌগোলিক সীমানা
[ঘ] জাতীয়তা

৩৯. ‘H’ নামক রাষ্ট্রে ২০১৩ সালের মধ্য সময়ে মোট জনসংখ্যা ৩ কোটি এবং মোট জাতীয় আয় ৯০০ কোটি। দেশটির মাথাপিছু আয় কত ডলার?
✅ ৩০০
[খ] ৩৩৩. ৩৩
[গ] ৩০০০
[ঘ] ৩৩০০

৪০. কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কোনটি?
[ক] GDP
[খ] GNP
[গ] মোট মুনাফা
✅ মাথাপিছু আয়

৪১. বিশ্বের যেকোনো অর্থনীতিকে কয়টি প্রধান খাতে ভাগ করা হয়?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৪২. বাংলাদেশের অর্থনীতিকে মোট কয়টি প্রধান খাতে ভাগ করা হয়?
[ক] ১০
[খ] ১২
✅ ১৫
[ঘ] ২০

৪৩. মি. সোহেল ইমরান যোগাযোগ মন্ত্রণালয়ে কাজ করেন। তিনি বিভিন্ন এলাকার সড়ক পথ উন্নয়নের দায়িত্ব পালন করেন। মি. সোহেল ইমরানের কাজ অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত?
[ক] শিল্পখাত
[খ] ব্যবসায় খাত
✅ সেবাখাত
[ঘ] কৃষিখাত

৪৪. নরওয়ে ও সিঙ্গাপুরের মাথাপিছু আয় কত?
[ক] ৩৮৫৪০ এবং ৬৪০
[খ] ৪৭১৪০ এবং ৭৮০
✅ ৮৫৩৮০ এবং ৪০৯২০
[ঘ] ৪৯৯৩০ এবং ৭৬০

৪৫. মাথাপিছু আয়ের ভিত্তিতে তুরস্ক কোন ধরনের দেশ?
✅ উচ্চ-মধ্য আয়ের দেশ
[খ] নিম্ন মধ্য আয়ের দেশ
[গ] উচ্চ আয়ের
[ঘ] নিম্ন আয়ের দেশ

৪৬. ২০১২ সালের হিসাব অনুযায়ী শ্রীলংকার মাথাপিছু আয় কত?
[ক] ১১৮০ ডলার
✅ ২২৯০ ডলার
[গ] ২৩৪০ ডলার
[ঘ] ১৩৪০ ডলার

৪৭. ১৯৮০-৮১ অর্থবছরে জিডিপিতে শিল্পখাতের অবদান কত ছিল?
[ক] ১৫. ৩৭ শতাংশ
✅ ১৭. ৩১ শতাংশ
[গ] ১৮. ৪১ শতাংশ
[ঘ] ২৯. ৩০ শতাংশ

৪৮. ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?
[ক] ২. ১৭%
[খ] ১. ৪৮%
[গ] ১. ৩২%
✅ ১. ৩৭%

৪৯. বাংলাদেশের অনগ্রসরতার মূল কারণ কী?
✅ ঔপনিবেশিক শাসন
[খ] পাকিস্তানি শাসন
[গ] অনুন্নত অবকাঠামো
[ঘ] প্রযুক্তিগত জ্ঞানের অভাব

৫০. বাংলাদেশের শিক্ষিত জনগণ অর্জিত জ্ঞান প্রয়োগের জন্য পর্যাপ্ত দক্ষতা অর্জন করতে পারে না। উক্ত বিষয়টি বাংলাদেশের অর্থনীতিতে কোন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করছে?
[ক] রাজনৈতিক
✅ আর্থসামাজিক
[গ] সুশাসনের অভাব
[ঘ] শিল্পক্ষেত্র

৫১. জাতীয় কৃষিনীতি প্রণয়ন করা হয়েছে কত সালে?
[ক] ১৯৯০
✅ ১৯৯৯
[গ] ২০০০
[ঘ] ২০১০

৫২. জাপান কোন ধরনের দেশ?
✅ উন্নত
[খ] উন্নয়নশীল
[গ] অনুন্নত
[ঘ] মধ্য আয়ের

৫৩. বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার কোনটি?
[ক] চীন
[খ] জাপান
✅ যুক্তরাষ্ট্র
[ঘ] ফ্রান্স

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৪. বাংলাদশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে-
i. সৃজনশীল পদ্ধতির মূল্যায়ন ব্যবস্থার কারণে
ii. শিক্ষা ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির ব্যবহারের কারণে
iii. প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির কারণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. মোট জাতীয় আয় নির্ণয়ে হিসাবে ধরা হয়-
i. দেশের ভিতরে অবস্থানরত বিদেশিদের আয়
ii. বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আয়
iii. দেশের ভিতরে অবস্থানরত বাংলাদেশিদের আয়

নিচের কোনটি সঠিক?
[ক] ii
[খ] i ও ii
[গ] i ও iii
✅ ii ও iii

৫৬. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই ধরনের দেশসমূহের অর্থনৈতিক বৈশিষ্ট্য হলো-
i. কৃষিভিত্তিক প্রধান অর্থনীতি
ii. প্রাকৃতিক ও মানবসম্পদের ব্যবহার
iii. ব্যাপক বেকারত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৭. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য-
i. কৃষিপ্রধান
ii. শিল্প নির্ভর
iii. প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. সেবাখাতে অন্তর্ভুক্ত হলো-
i. বনজ সম্পদ
ii. ব্যাংক, বিমা
iii. শিক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. কোনো দেশের অর্থনৈতিক অবস্থা জানার জন্য আবশ্যক-
i. মোট জাতীয় উৎপাদন
ii. মোট দেশজ উৎপাদন
iii. মাথাপিছু আয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬০. উন্নত দেশে প্রত্যেক উৎপাদনকারীর লক্ষ্য থাকে-
i. অধিক উৎপাদন
ii. সর্বাধিক মুনাফা লাভ
iii. সর্বাধিক সেবা প্রদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১. অনুন্নত দেশে যে শিল্পের প্রাধান্য দেখা যায়-
i. ক্ষুদ্র শিল্প
ii. কুটির শিল্প
iii. ভারী শিল্প

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬২ ও ৬৩নং প্রশ্নের উত্তর দাও :
 ২০১৪ সালে একটি দেশের মোট জাতীয় আয় ছিল ৭০০ কোটি ইউএস ডলার এবং দেশটির জনসংখ্যা ছিল ১০ কোটি।

৬২. উক্ত দেশটির মাথাপিছু আয় কত ডলার?
[ক] ২৭
✅ ৭০
[গ] ২৭০০
[ঘ] ২৭০০০

৬৩. আয়ের ভিত্তিতে উক্ত দেশটি কোন ধরনের?
[ক] উচ্চ আয়ের
[খ] উচ্চ মধ্য আয়ের
[গ] নিম্ন মধ্য আয়ের
[ঘ] নিম্ন আয়ের

বাংলাদেশ ও বিশ্বপরিচয় অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৪. মোট দেশজ উৎপাদনের আরেক নাম কী? (জ্ঞান)
[ক] মোট জাতীয় উৎপাদন
[খ] মাথাপিছু আয়
✅ মোট অভ্যন্তরীণ উৎপাদন
[ঘ] অর্থনীতির নির্দেশক

৬৫. যে বিষয়গুলো একটি দেশের অর্থনীতির অবস্থা নির্দেশ করে সেগুলোকে কী বলে? (জ্ঞান)
✅ অর্থনীতির নির্দেশক
[খ] অর্থনীতির ধারণা
[গ] মোট জাতীয় উৎপাদন
[ঘ] মোট দেশজ উৎপাদন

৬৬. অর্থনীতির নির্দেশক কী নির্দেশ করে? (অনুধাবন)
✅ অর্থনীতির অবস্থা
[খ] দেশের অগ্রগতি
[গ] উন্নয়নের হার
[ঘ] উৎপাদনের অবস্থা

৬৭. বিদেশ থেকে কর্মজীবী মানুষ দেশে কী প্রেরণ করে? (জ্ঞান)
[ক] পণ্যসামগ্রী
✅ অর্থ
[গ] কাঁচামাল
[ঘ] জনসম্পদ

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৮. দেশের অর্থনীতি পূর্বের তুলনায়- (অনুধাবন)
i. এগিয়ে যেতে পারে
ii. পিছিয়ে যেতে পারে
iii. একই অবস্থায় থাকতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৯. অর্থনীতির অবস্থা নির্দেশ করে- (অনুধাবন)
i. মোট অভ্যন্তরীণ আয়
ii. মোট দেশজ উৎপাদন
iii. জনগণের মাথাপিছু আয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭০ ও ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
উচ্চতর বৃত্তি নিয়ে ইউরোপের একটি দেশে গবেষণা করতে গেল রিপা। সেখানে সে সবার আগে সেই দেশের অর্থনীতির অবস্থা জানার চেষ্টা করল।

৭০. রিপা জানার চেষ্টা করল সে দেশের- (উচ্চতর দক্ষতা)
i. মোট জাতীয় উৎপাদন
ii. মোট দেশজ উৎপাদন
iii. মাথাপিছু আয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭১. রিপার জানা বিষয়গুলোকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] অর্থনীতির চাকা
✅ অর্থনীতির নির্দেশক
[গ] অর্থনীতির প্রকৃতি
[ঘ] উন্নয়নের অবস্থা

💘 পরিচ্ছেদ-১১.১: অর্থনৈতিক নির্দেশনাসমূহ মোট জাতীয় উৎপাদন :
◈ একটি দেশের অর্থনীতির অবস্থা জানার জন্য দরকার- মোট জাতীয় উৎপাদন সম্বন্ধে জানা।
◈ একটি দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা এবং আর্থিক মূল্যই হলো- জাতীয় উৎপাদন।
◈ মোট জাতীয় উৎপাদনকে- ৩টি ভাগে ভাগ করা যায়।
◈ মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে- শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য গণনা করা হয়।
◈ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন- এই চারটি উৎপাদনের উপাদান।
◈ কোনো দেশের জাতীয় আয় উৎপাদনের উপাদানসমূহের অর্জিত- মোট খাজনা, মজুরি/বেতন, সুদ ও মুনাফার সমষ্টি।
◈ সমাজের মোট ব্যয়ের ভিত্তিতেও- মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা যায়।
◈ যে কোনো অবস্থাগত দ্রব্য যার উপযোগ এবং বিনিময় মূল্য আছে- তাই সেবা।
◈ মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ ব্যবহার করার প্রক্রিয়াকে- ভোগ বলা যায়।
◈ মোট জাতীয় উৎপাদনকে অনেক সময়- মোট জাতীয় আয় বলা হয়।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭২. GNP এর পূর্ণরূপ কী? (অনুধাবন)
[ক] Gross National Provider
✅ Gross National Product
[গ] Growth National Progress
[ঘ] Growth National Product

৭৩. মোট জাতীয় উৎপাদন হিসাব করতে কোন সময়টি বিবেচনায় আনতে হয়? (অনুধাবন)
[ঘ] ৪ মাস
[খ] ৬ মাস
✅ ১ বছর
[গ] ১০ বছর

৭৪. নির্দিষ্ট দেশে নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রব্য ও আর্থিক সেবার মূল্যের সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
[ক] মাথাপিছু আয়
[খ] মোট জাতীয় আয়
✅ মোট জাতীয় উৎপাদন
[ঘ] মাথাপিছু উৎপাদন

৭৫. মোট জাতীয় উৎপাদনকে কয়টি দিক থেকে বিবেচনা করতে হয়? (জ্ঞান)
✅ ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬

৭৬. যে কোনো দেশের অর্থনীতিতে কার প্রয়োজনে নানাবিধ দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদন করা হয়? (জ্ঞান)
[ক] সরকারের
[খ] চাকরিজীবীদের
[গ] আমলাদের
✅ জনগণের

৭৭. প্রতিটি দ্রব্য ও সেবার মোট উৎপাদনের পরিমাণকে তার বাজার দাম দিয়ে গুণ করে কী নির্ণয় করা হয়? (জ্ঞান)
✅ মোট জাতীয় উৎপাদন
[খ] মাথাপিছু আয়
[গ] মোট জাতীয় আয়
[ঘ] মাথাপিছু উৎপাদন

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১১

৭৮. মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে কোনটির আর্থিক মূল্য হিসাব করতে হয়? (অনুধাবন)
✅ উৎপাদিত দ্রব্য ও সেবার
[খ] ব্যয়িত দ্রব্যের
[গ] প্রয়োজনীয় সেবার
[ঘ] মোট মূলধনের

৭৯. উৎপাদনের কোন পর্যায়ে ভোগকারীরা দ্রব্য ক্রয় ও ভোগ করে? (জ্ঞান)
[ক] প্রাথমিক
[খ] মাধ্যমিক
✅ চূড়ান্ত
[ঘ] বিভিন্ন

৮০. মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে কী বলে? (উচ্চতর দক্ষতা)
[ক] সেবা
[খ] উৎপাদন
[গ] মূল্য
✅ ভোগ

৮১. তুলা থেকে কী উৎপাদিত হয়? (জ্ঞান)
[ক] আলমারি
[খ] চেয়ার
✅ সুতা
[ঘ] বই

৮২. আলীম ও ডালিম দুই বন্ধু মিলে বাগান থেকে কাঠ কেটে এনে তা থেকে তক্তা তৈরি করল। তক্তা দিয়ে বিভিন্ন খাট বানিয়ে বাজারে বিক্রি করল। এখানে চূড়ান্ত দ্রব্য কোনটি? (প্রয়োগ)
✅ খাট
[খ] তক্তা
[গ] শ্রম
[ঘ] গাছ

৮৩. নিচের কোন উপাদান থেকে মজুরি পাওয়া যায়? (জ্ঞান)
[ক] ভূমি
✅ শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন

৮৪. একটি দেশের জাতীয় আয় কয়টি উপাদান থেকে হিসাব করা হয়? (জ্ঞান)
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬

৮৫. ভূমি থেকে কোনটি পাওয়া যায়? (জ্ঞান)
✅ খাজনা
[খ] মজুরি
[গ] সুদ
[ঘ] মুনাফা

৮৬. খাজনা + মজুরি + সুদ + মুনাফা = ? (উচ্চতর দক্ষতা)
[ক] নিট জাতীয় আয়
[খ] মোট জাতীয় আয়
[গ] মোট জাতীয় ব্যয়
✅ মোট জাতীয় উৎপাদন

৮৭. উৎপাদনের কোন উপাদান মুনাফা ভোগ করে? (জ্ঞান)
[ক] শ্রম
✅ সংগঠন
[গ] ভূমি
[ঘ] মূলধন

৮৮. কিসের ভিত্তিতে জাতীয় উৎপাদন নির্ণয় করা যায়? (অনুধাবন)
[ক] বিনিয়োগ
✅ মোট ব্যয়
[গ] মোট আয়
[ঘ] মোট লাভ

৮৯. কোনো দেশের মোট আয় কয়ভাগে ব্যয়িত হয়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৯০. ব্যয়কারীদের প্রধানত কয় শ্রেণিতে বিন্যাস করা যায়? (অনুধাবন)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৯১. নিচের কোনটি সরকারি, প্রাতিষ্ঠানিক ও বেসরকারি ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি? (জ্ঞান)
[ক] মোট জাতীয় আয়
[খ] জাতীয় ব্যয়
✅ মোট জাতীয় উৎপাদন
[ঘ] জাতীয় উপাদান

৯২. মোট জাতীয় উৎপাদনকে অনেক সময় কী বলা হয়? (অনুধাবন)
✅ মোট জাতীয় আয়
[খ] মোট দেশজ উৎপাদন
[গ] মাথা পিছু আয়
[ঘ] মাথা পিছু ব্যয়

৯৩. কোনটির সাথে সমাজের মোট আয়ের সমতা থাকে না? (জ্ঞান)
[ক] জাতীয় উৎপাদন
[খ] অভ্যন্তরীণ উৎপাদন
✅ মোট জাতীয় উৎপাদন
[ঘ] দেশজ উৎপাদন

৯৪. মোট জাতীয় উৎপাদন থেকে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে কী পাওয়া যায়? (উচ্চতর দক্ষতা)
[ক] মোট জাতীয় উৎপাদন
✅ নিট জাতীয় উৎপাদন
[গ] মোট জাতীয় আয়
[ঘ] নিট জাতীয় ব্যয়

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৫. অর্থনীতিতে চূড়ান্ত দ্রব্য হলো- (অনুধাবন)
i. কেক
ii. শার্ট
iii. সুতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. অর্থনীতিতে মাধ্যমিক দ্রব্য হলো- (অনুধাবন)
i. সুতা
ii. কেক
iii. ময়দা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. জাতীয় উৎপাদন পরিমাপ করা যায়- (অনুধাবন)
i. উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবা হিসেবে
ii. উৎপাদনের উপকরণের অর্জিত আয় হিসেবে
iii. সমাজের মোট ব্যয় হিসেবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৮. মোট জাতীয় উৎপাদনের উপাদান - (অনুধাবন)
i. মূলধন
ii. সংগঠন
iii. শ্রম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. জাতীয় উৎপাদন ব্যবস্থার সাথে সাদৃশ্য রয়েছে- (প্রয়োগ)
i. দেশীয় উৎপাদন
ii. দেশীয় নাগরিক
iii. বিদেশি নাগরিক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০০ ও ১০১নং প্রশ্নের উত্তর দাও :
আসমা ইসলাম একটি কমপ্লেক্স ফ্যাক্টরির মালিক। তার ফ্যাক্টরিতে বাজার থেকে তুলা ক্রয় করে এনে প্রথমে সুতা তৈরি করা হয় অতঃপর পর্যায়ক্রমে ঐ সুতা দ্বারা কাপড় ও শার্ট বানানো হয় এবং প্রতি শার্ট ২০০ টাকা করে বিক্রি করা হয়।

১০০. আসমা ইসলামের ফ্যাক্টরিতে তৈরি সুতাকে কোন পর্যায়ের দ্রব্য বলা যায়? (প্রয়োগ)
[ক] প্রাথমিক
✅ মাধ্যমিক
[গ] প্রাক-প্রাথমিক
[ঘ] চূড়ান্ত

১০১. উক্ত শার্টের দামের মধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে-
i. তুলার দাম
ii. সুতার দাম
iii. কাপড়ের দাম

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 মোট দেশজ উৎপাদন
◈ কোনো দেশে বসবাসকারী জনগণ কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবাকর্মের অর্থমূল্যের সমষ্টি হলো- মোট দেশজ উৎপাদন।
◈ মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে- ভৌগোলিক সীমানা খুবই গুরুত্বপূর্ণ।
◈ GDP এর পূর্ণরূপ- Gross Domestic product.
◈ সাধারণত GNP, GDP থেকে কম বা বেশি হয়- সমান হয় না।
◈ দেশজ উৎপাদন বুঝতে হলে- মোট জাতীয় উৎপাদন সম্পর্কে জানতে হয়।
◈ মোট জাতীয় উৎপাদনে নাগরিকগণ দেশে বা বিদেশে অবস্থানের ক্ষেত্রে- জাতি বা নাগরিকই গুরুত্বপূর্ণ।
◈ চূড়ান্ত পর্যায়ের দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মূল্যের অন্তর্ভুক্ত হবে- দেশের সকল নাগরিকের উৎপাদন।
◈ GNP-এর পূর্ণরূপ- Gross National Product.
◈ মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- ভৌগোলিক সীমানা।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০২. মোট দেশজ উৎপাদন + বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় - দেশে অবস্থানরত বিদেশিদের আয় =? (উচ্চতর দক্ষতা)
✅ মোট জাতীয় উৎপাদন
[খ] মোট জাতীয় আয়
[গ] মোট দেশজ উৎপাদন
[ঘ] মোট আয়

১০৩. কোন ক্ষেত্রে দেশের অভ্যন্তরে কর্মরত কোনো বিদেশির আয় হিসাবের বাইরে থাকে? (অনুধাবন)
[ক] মোট উৎপাদন
✅ মোট জাতীয় উৎপাদন
[গ] মোট আয়
[ঘ] মোট জাতীয় আয়

১০৪. সুমন কানাডায় কর্মরত। তার উপার্জন হিসাব করা হবে কীভাবে? (প্রয়োগ)
✅ মোট আয়ে
[খ] মোট ব্যয়ে
[গ] জাতীয় আয়ে
[ঘ] নিট জাতীয় আয়ে

১০৫. দেশে অবস্থিত বিদেশি জনগণের আয় বেশি হলে কোনটি ঘটবে?
(উচ্চতর দক্ষতা)
[ক] GDP < GNP
✅ GDP > GNP
[গ] GDP ≠ GNP
[ঘ] GDP = GNP

১০৬. মরোক্কোর নাগরিক হবস বাংলাদেশের একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেন। তার উপার্জন হিসাব করা হবে কীভাবে? (প্রয়োগ)
[ক] জাতীয় আয়
[খ] জাতীয় উৎপাদন
[গ] মোট জাতীয় আয়
✅ দেশজ উৎপাদন

১০৭. মোট জাতীয় উৎপাদন হিসাব করতে কী গণনা করা হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] কেবল বিদেশে অবস্থানরত নাগরিকদের উৎপাদন
[খ] দেশি এবং বিদেশি নাগরিকদের উৎপাদন
✅ দেশে এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের উৎপাদন
[ঘ] শুধুমাত্র দেশে অবস্থানরত নাগরিকদের উৎপাদন

১০৮. GNP = ? + (X - M); '?' চি‎হ্নিত স্থানে কী বসবে? (প্রয়োগ)
[ক] GNI
✅ GDP
[গ] PCI
[ঘ] LIC

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৯. মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত-
i. বিদেশি ব্যক্তির সেবা
ii. বিদেশি সংস্থার উৎপাদিত পণ্য
iii. বিদেশি প্রতিষ্ঠানের আয়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১০. মোট জাতীয় উৎপাদনে গুরুত্বপূর্ণ-
i. জাতি
ii. নাগরিক
iii. ভৌগোলিক সীমানা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১১. মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের সম্পর্ক-
i. মোট জাতীয় উৎপাদন = মোট দেশজ উৎপাদন
ii. মোট জাতীয় উৎপাদন > মোট দেশজ উৎপাদন
iii. মোট জাতীয় উৎপাদন < মোট দেশজ উৎপাদন

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১১২. মোট দেশজ উৎপাদনে হিসাব করা হয়-
i. দেশে অবস্থানরত বিদেশি সংস্থার আয়
ii. বিদেশে অবস্থানরত দেশি সংস্থার আয়
iii. ভৌগোলিক সীমানার মধ্যকার সকল উৎপাদন

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৩ ও ১১৪নং প্রশ্নের উত্তর দাও :
প্রনয়ের দেশের গত অর্থবছরের জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মোট অর্থ মূল্য নির্ণয় করেছে সে দেশের একটি বেসরকারি জরিপ প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে তারা দেশের অভ্যন্তরে অবস্থান সকল দেশি-বিদেশি লোকের উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবাকর্মের দান অন্তর্ভুক্ত করলে বিদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের দ্রব্য ও সেবাকর্মে দাম অন্তর্ভুক্ত করেনি।

১১৩. প্রনয়ের দেশের জরিপে কী নির্ণয় করা হয়েছে? (প্রয়োগ)
[ক] মোট জাতীয় উৎপাদন
✅ মোট দেশজ উৎপাদন
[গ] বৈদেশিক মুদ্রার হিসাব
[ঘ] জনগণের অর্থনৈতিক অবস্থার চিত্র

১১৪. প্রনয়ের দেশের মোট জাতীয় উৎপাদন মোট দেশজ উৎপাদনের চেয়ে-
(উচ্চতর দক্ষতা)
i. বেশি বা কম হতে পারে
ii. সমান হতে পারে
iii. সব সময় কম হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 মাথাপিছু আয়
◈ মাথাপিছু আয়- কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়।
◈ মোট জাতীয় আয়কে জনসংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যায়- মাথাপিছু জাতীয় আয়।
◈ মাথাপিছু আয় ভাগ করা যায়- দুই ভাগে।
◈ মাথাপিছু আয় নির্ধারণ করে- ব্যক্তির জীবনযাত্রার মান।
◈ উচ্চ মাথাপিছু আয় নিশ্চিত করে- উন্নত জীবনমান।
◈ মূল্যস্তর অপরিবর্তিত থাকলে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে- মাথাপিছু আয় বাড়লে।
◈ মাথাপিছু আয় হ্রাস পেলে- জীবনযাত্রার মানও হ্রাস পাবে।
◈ মাথাপিছু আয় হলো- একটি গড় মান।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৫. মাথাপিছু আয় কয়টি পৃথক মান দ্বারা নির্ধারিত হয়? (অনুধাবন)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১১৬. নিচের কোনটি মাথাপিছু আয় নির্ণয়ের পদ্ধতি? (অনুধাবন)
✅ মোট জাতীয় আয়মোট জনসংখ্যা
[খ] মোট উৎপাদনমোট জনসংখ্যা
[গ] মোট জনসংখ্যামোট জাতীয় আয়
[ঘ] মোট দেশজ উৎপাদনমোট ব্যয়

১১৭. সংকেতের সাহায্যে মাথাপিছু আয়ের প্রকাশিত রূপ কোনটি? (অনুধাবন)
[ক] p/y
[খ] pxy
[গ] p×y
✅ y/p

১১৮. কোনো দেশের মোট জনসংখ্যা ১৫ কোটি এবং মোট জাতীয় আয় ৮,০০০ কোটি মার্কিন ডলার হলে মাথাপিছু আয় কত মার্কিন ডলার? (প্রয়োগ)
[ক] ৪০০
[খ] ৫০০
✅ ৫৩৩.৩৩
[ঘ] ৮০০.২০

১১৯. বাংলাদেশের জাতীয় আয় ২০১০ সালে ৮০০০ কোটি মার্কিন ডলার ছিল। তখন দেশের জনসংখ্যা ১৪ কোটি ছিল। ২০১০ সালে বাংলাদেশের মাথাপিছ আয় কত ডলার ছিল? (প্রয়োগ)
[ক] ৫০০. ৫০
[খ] ৫০০. ০০
✅ ৫৭১. ৪৩
[ঘ] ৬৮০. ০০

১২০. মাথাপিছু আয় মানুষের কোনটি নির্ধারণ করে? (অনুধাবন)
[ক] দ্রব্যমূল্য
[খ] অর্থনৈতিক দিক
[গ] শিক্ষাব্যবস্থা
✅ জীবনযাত্রার মান

১২১. কোনটি ব্যক্তির জীবনধারার মান নির্ধারণ করে? (জ্ঞান)
[ক] মোট দেশজ উৎপাদন
[খ] মোট দেশজ আয়
[গ] মোট ব্যয়
✅ মাথাপিছু আয়

১২২. জীবনমান নির্ধারণের জন্য মাথাপিছু আয়ের সাথে কোন বিষয়টি বিবেচ্য? (অনুধাবন)
✅ দ্রব্যমূল্য
[খ] বাজার পরিস্থিতি
[গ] উৎপাদন ব্যয়
[ঘ] উৎপাদনের উপকরণ

১২৩. রাশেদ একটি নতুন দেশে গিয়ে সে দেশের জীবনমান সম্পর্কে ধারণা পেতে পারে কিসের মাধ্যমে? (প্রয়োগ)
[ক] খেলাধুলা
✅ মাথাপিছু আয়
[গ] মোট জাতীয় উৎপাদন
[ঘ] মোট ব্যয়

১২৪. ‘A’ রাষ্ট্রের মাথাপিছু আয় বৃদ্ধির সাথে মূল্যস্তর স্থির থাকলে জীবনযাত্রার মানের কী পরিবর্তন হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] স্থির থাকবে
✅ বাড়বে
[গ] দ্রুত অবনতি ঘটবে
[ঘ] কমবে

১২৫. ‘H’ রাষ্ট্রের মাথাপিছু আয় বেড়েছে ১% এবং দ্রব্যমূল্যের দাম বেড়েছে ৩%। এক্ষেত্রে জনগণের জীবনযাত্রার মানের ওপর কীরূপ প্রভাব পড়বে? (উচ্চতর দক্ষতা)
[ক] বাড়বে
[খ] স্থির থাকবে
✅ কমবে
[ঘ] উন্নত হবে

১২৬. কখন মানুষের মাথাপিছু আয় মাথাপিছু জাতীয় আয়ের চেয়ে কম হয়? (অনুধাবন)
✅ জাতীয় আয়ের অসম বণ্টন হলে
[খ] মূল্যস্তরের পরিবর্তন হলে
[গ] জাতীয় আয়ের সুষ্ঠু বণ্টন হলে
[ঘ] মূল্যস্তর অপরিবর্তিত থাকলে

১২৭. ১৯৯১ সালে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় ছিল ২৭০ ডলার। ২০০২ সালে ৩৮০ ডলার এবং ২০০৩ সালে ৪০০ ডলার। এদেশে মাথাপিছু আয় বৃদ্ধির হার কী রকম? (প্রয়োগ)
[ক] একই
[খ] ক্রমহ্রাসমান
✅ ক্রমবর্ধমান
[ঘ] সামঞ্জস্যহীন

১২৮. ২০১২-২০১৩ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কতছিল? (জ্ঞান)
✅ ৭৪,৩৮০ টাকা
[খ] ৪৭,৩৮০ টাকা
[গ] ৭৪,৮৩০ টাকা
[ঘ] ৭০,৩৮০ টাকা

১২৯. ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার? (জ্ঞান)
✅ ৯২৩
[খ] ৯৫০
[গ] ৯৬৩
[ঘ] ১০০০

১৩০. বাংলাদেশের অর্থনীতিকে যে ১৫টি খাতে ভাগ করা যায় সেগুলোকে কয়টি বিস্তৃত খাতে সমন্বিত করা যায়? (জ্ঞান)
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৫টি
[ঘ] ৬টি

১৩১. বাংলাদেশের অর্থনীতিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? (জ্ঞান)
[ক] কৃষি
[খ] বাণিজ্য
[গ] আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা
✅ শিল্প

১৩২. কোঠাবাড়ি হাউজিং একটি রিয়েল এস্টেট কোম্পানি। এ প্রতিষ্ঠানটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] সামাজিক সেবা
✅ ব্যবসা
[গ] শিল্প
[ঘ] ব্যাংকিং

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৩. মাথাপিছু আয় নির্ভর করে- (অনুধাবন)
i. জনসংখ্যার ওপর
ii. মোট আয়ের ওপর
iii. মোট জাতীয় আয়ের ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৪. জীবন যাত্রার মান বৃদ্ধি পায়- (অনুধাবন)
i. মাথাপিছু আয় বাড়লে
ii. দ্রব্যমূল্য কমলে
iii. জনসংখ্যা বাড়লে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৫. শিল্পখাতের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. খনিজ ও খনন
ii. বিদ্যুৎ, গ্যাস ও পানি
iii. নির্মাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৬ ও ১৩৭নং প্রশ্নের উত্তর দাও :
লিটনের মাসিক বেতন ৭০০০ টাকা থেকে বেড়ে ৭৫০০ টাকা হলো। দ্রব্যমূল্যও প্রায় ৫০% হারে বৃদ্ধি পেল।

১৩৬. লিটনের জীবনযাত্রার মান কেমন হবে? (প্রয়োগ)
✅ কমছে
[খ] বেড়েছে
[গ] অপরিবর্তিত থাকবে
[ঘ] তারতম্য ঘটেনি

১৩৭. এই অবস্থা কাটানোর জন্য লিটন কী করতে পারে? (উচ্চতর দক্ষতা)
[ক] দ্রব্যমূল্য কমাতে পারে
✅ আয় বাড়াতে পারে
[গ] নতুন চাকরি খুঁজতে পারে
[ঘ] নিজেই দ্রব্য উৎপাদন করতে পারে

💘 কয়েকটি দেশের জিএনপি, জিডিপি ও মাথাপিছু আয়ের তুলনা
◈ দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক- জনগণের মাথাপিছু আয়।
◈ বিশ্ব ব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে ভাগ করেছে- ৩টি ভাগে।
◈ উচ্চ আয়ের দেশ- High Income Countries.
◈ মধ্য আয়ের দেশ- Middle Income Countries.
◈ নিম্ন আয়ের দেশ- Low Income Countries.
◈ উচ্চ মধ্য আয়ের দেশ- টঢ়ঢ়বৎ Middle Income Countries.
◈ নিম্ন মধ্য আয়ের দেশ- খড়বিৎ Middle Income Countries.
◈ এশীয় দেশসমূহের মধ্যে “উচ্চ আয়ের দেশ”- জাপান, সিংগাপুর।
◈ “মধ্য আয়ের দেশ” বলা হয়- উন্নয়নশীল দেশকে।
◈ ‘নিম্ন আয়ের দেশ’ সমূহের মাথাপিছু আয়- ৪৯০ থেকে ৭৮০ ডলার।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৮. যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কী? (অনুধাবন)
[ক] সে দেশের জনগণের মোট আয়
[খ] সে দেশের মোট জাতীয় উৎপাদন
[গ] সে দেশের মোট দেশজ উৎপাদন
✅ সে দেশের জনগণের মাথাপিছু আয়

১৩৯. মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে বিভক্ত করেছে কোন সংস্থা? (জ্ঞান)
✅ বিশ্বব্যাংক
[খ] IMF
[গ] ADB
[ঘ] জাতিসংঘ

১৪০. মাথাপিছু জাতীয় আয়ভিত্তিক শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচে কোন দেশসমূহ অবস্থিত? (জ্ঞান)
✅ নিম্ন আয়ের দেশ
[খ] নিম্ন মধ্য আয়ের দেশ
[গ] উচ্চ মধ্য আয়ের দেশ
[ঘ] উচ্চ মধ্য আয়ের দেশ

১৪১. যুক্তরাষ্ট্রের মাথাপিছু মোট জাতীয় আয় কত ইউএস ডলার? (জ্ঞান)
[ক] ৩৫৫১৫
[খ] ৪৫১৫০
✅ ৪৭১৪০
[ঘ] ৫০০০০

১৪২. কোনটি উচ্চ আয়ের দেশ? (জ্ঞান)
✅ সুইডেন
[খ] বাংলাদেশ
[গ] ভুটান
[ঘ] নেপাল

১৪৩. জাপানের মাথাপিছু মোট জাতীয় আয় কত মার্কিন ডলার? (জ্ঞান)
[ক] ২৪১৫০
[খ] ৩০৫০০
✅ ৪২১৫০
[ঘ] ৫০৫০০০

১৪৪. কোন দেশসমূহকে সাধারণত উন্নয়নশীল দেশ বলা হয়? (অনুধাবন)
[ক] উচ্চ আয়ের দেশ
✅ মধ্য আয়ের দেশ
[গ] উচ্চ মধ্য আয়ের দেশ
[ঘ] নিম্ন আয়ের দেশ

১৪৫. মধ্য আয়ের দেশগুলো কয় ভাগে বিভক্ত? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৪৬. চীনের জনসংখ্যা কত? (জ্ঞান)
✅ ১৩৩৮ মিলিয়ন
[খ] ১০০০ মিলিয়ন
[গ] ৫০০ মিলিয়ন
[ঘ] ৩০০ মিলিয়ন

১৪৭. চীনের মাথাপিছু মোট জাতীয় আয় কত ইউএস ডলার? (জ্ঞান)
[ক] ৪০০০
✅ ৪২৬০
[গ] ৪৫০০
[ঘ] ৬০০০

১৪৮. কোন দেশটি উচ্চ মধ্য আয়ের দেশ? (জ্ঞান)
[ক] ভারত
[খ] নেপাল
[গ] পাকিস্তান
✅ ইরান

১৪৯. মাথাপিছু আয়ের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? (অনুধাবন)
✅ নেপাল ও উগান্ডার আয় একই
[খ] চীন ও ইরানের আয় সমান
[গ] ভারতের আয় মিশরের চেয়ে বেশি
[ঘ] শ্রীলঙ্কার আয় নাইজেরিয়ার চেয়ে বেশি

১৫০. কোন দেশটি নিম্ন আয়ের? (জ্ঞান)
✅ কেনিয়া
[খ] আমেরিকা
[গ] ফ্রান্স
[ঘ] জাপান

১৫১. নিম্ন আয়ের দেশের মাথাপিছু আয় কত ডলারের মধ্যে অবস্থিত? (জ্ঞান)
✅ ৭৮০
[খ] ৮০০
[গ] ৯০০
[ঘ] ১০০০

১৫২. কোন ধরনের দেশ উন্নত দেশ হিসেবে স্বীকৃত? (জ্ঞান)
[ক] নিম্ন আয়ের
[খ] নিম্ন-মধ্য আয়ের
✅ উচ্চ আয়ের
[ঘ] উচ্চ-মধ্য আয়ের

১৫৩. উন্নত দেশ নির্ধারণের সূচক কোনটি? (অনুধাবন)
✅ সঞ্চয় ও মূলধন গঠনে উদ্বৃত্ত অর্থ ব্যয়
[খ] অধিকাংশ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা
[গ] বেকারত্বের হার মোটামুটি কম
[ঘ] জনসংখ্যা বৃদ্ধির হার বেশি

১৫৪. মালয়েশিয়া কোন ধরনের দেশ? (জ্ঞান)
[ক] মধ্য আয়ের
[খ] উচ্চ আয়ের
[গ] নিম্ন আয়ের
✅ উচ্চ-মধ্য আয়ের

১৫৫. কোন দেশটি নিম্ন-মধ্য আয়ের দেশ? (জ্ঞান)
✅ শ্রীলঙ্কা
[খ] জার্মানি
[গ] জাপান
[ঘ] চীন

১৫৬. নাইজেরিয়া কোন ধরনের দেশ? (জ্ঞান)
✅ নিম্ন-মধ্য আয়ের
[খ] উচ্চ-মধ্য আয়ের
[গ] উচ্চ আয়ের
[ঘ] নিম্ন আয়ের

১৫৭. কোন ধরনের দেশগুলোকে স্বল্পোন্নত বলা হয়? (অনুধাবন)
✅ নিম্ন-আয়ের
[খ] উচ্চ আয়ের
[গ] নিম্ন-মধ্য আয়ের
[ঘ] উচ্চ-মধ্য আয়ের

১৫৮. কম্বোডিয়া কোন ধরনের দেশ? (জ্ঞান)
[ক] নিম্ন-মধ্য আয়ের
[খ] উচ্চ-মধ্য আয়ের
✅ নিম্ন আয়ের
[ঘ] উচ্চ আয়ের

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫৯. উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. শ্রীলঙ্কা
ii. পাকিস্তান
iii. ভারত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬০. উচ্চ মধ্য আয়ের দেশ হলো- (অনুধাবন)
i. মালয়েশিয়া
ii. ইরান
iii. মিশর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬১. উন্নত দেশ হলো- (অনুধাবন)
i. সুইডেন
ii. যুক্তরাজ্য
iii. নরওয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের সারণিটির আলোকে ১৬২ ও ১৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
দেশ - মাথাপিছু আয়
X ৪৫৩০
Y ৯৫০০
Z ৭৯০০

১৬২. X, Y, Z কোন ধরনের দেশ? (প্রয়োগ)
[ক] নিম্ন-মধ্য আয়ের
✅ উচ্চ-মধ্য আয়ের
[গ] নিম্ন আয়ের
[ঘ] উচ্চ আয়ের

১৬৩. এ ধরনের দেশের প্রধান বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
i. শিল্পায়নের হার বৃদ্ধি
ii. শতভাগ শিক্ষিত জনগোষ্ঠী
iii. সামাজিক অবকাঠামোর ঊর্ধ্বমুখী উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ
◈ কৃষিখাত বাংলাদেশের অর্থনীতির- ভিত্তিস্বরূপ।
◈ বাংলাদেশের শ্রমশক্তির মোট ৪৩. ৬ শতাংশ লোক- কৃষিখাতে নিয়োজিত।
◈ বাংলাদেশের কৃষি- প্রকৃতিনির্ভর।
◈ বাংলাদেশে ৪৩ শতাংশ জনগণ- নিরক্ষর।
◈ শিল্প খাতের অনেক কাঁচামালের যোগান দেয়- কৃষিখাত।
◈ ২০১১-১২ অর্থ বছরে যে খাতের গুরুত্ব ও অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে- তা হলো শিল্পখাত।
◈ বাংলাদেশে জনবসতির ঘনত্ব প্রতি বর্গকিলোমিটার- ১০১৫ জন।
◈ বাংলাদেশের মোট শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ- বেকার।
◈ বাংলাদেশের এখনও বিস্তার ঘটেনি- বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তি শিক্ষার।
◈ বাংলাদেশের জনগণের বৃহত্তর অংশকেই রূপান্তর করা সম্ভব হয়নি- মানবসম্পদে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৪. অর্থনীতির বৈশিষ্ট্য কোনটির ওপর নির্ভরশীল? (অনুধাবন)
[ক] ব্যক্তির
[খ] পরিবারের
✅ অর্থনীতির প্রকৃতির
[ঘ] সমাজের

১৬৫. বাংলাদেশের অর্থনীতি কী ধরনের? (অনুধাবন)
[ক] পর্যটনভিত্তিক
✅ কৃষিভিত্তিক
[গ] শিল্পভিত্তিক
[ঘ] বৈদেশিক আয়ভিত্তিক

১৬৬. বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করলে কোন বিষয়টি ফুটে উঠবে? (উচ্চতর দক্ষতা)
[ক] সামাজিক মূল্যবোধ
[খ] ধর্মীয় আচার-আচরণ
✅ কৃষিপ্রধান অর্থনীতি
[ঘ] সম্পদের সুষ্ঠু ব্যবহার

১৬৭. ২০১১-১২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে মৎস্যসহ কৃষিখাতের অবদান কত শতাংশ? (জ্ঞান)
[ক] ১০
[খ] ১৫
✅ ২০
[ঘ] ২৫

১৬৮. রপ্তানি খাতে কোনটির অবদান বেশি? (জ্ঞান)
[ক] মাছ
[খ] রেশম
✅ কৃষি
[ঘ] ব্যবসা

১৬৯. বাংলাদেশের কৃষিখাত কোন খাতের কাঁচামাল যোগান দেয়? (অনুধাবন)
[ক] নির্মাণ
[খ] শিক্ষা
✅ শিল্প
[ঘ] স্বাস্থ্য

১৭০. ২০১০-১১ সালে কত লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে? (জ্ঞান)
✅ ৩৬০. ৬৫
[খ] ৩৬৬. ৬১
[গ] ৩৬৮. ৭২
[ঘ] ৩৭০. ২৪

১৭১. কোনটি বাংলাদেশের অর্থনীতির ভিত্তিস্বরূপ? (অনুধাবন)
✅ কৃষি
[খ] শিল্প
[গ] ব্যবসা
[ঘ] দক্ষ জনগণ

১৭২. বাংলাদেশের কৃষি উৎপাদনের হার অন্যান্য দেশের তুলনায় কম হওয়ার কারণ কী? (অনুধাবন)
[ক] প্রাকৃতিক দুর্যোগ
[খ] অশিক্ষিত কৃষক
✅ সনাতন চাষ পদ্ধতি
[ঘ] অনুর্বর ভূমি

১৭৩. আমাদের দেশে কোন ব্যবস্থাটি এখনো সম্পূর্ণ আধুনিক হয়ে ওঠেনি? (অনুধাবন)
[ক] পর্যটন খাত
✅ কৃষিখাত
[গ] শিল্পখাত
[ঘ] যোগাযোগ খাত

১৭৪. বাংলাদেশের কৃষি কিসের ওপর নির্ভরশীল? (অনুধাবন)
[ক] রাষ্ট্র
[খ] সমাজ
[গ] পরিবার
✅ প্রকৃতি

১৭৫. বাংলাদেশের সাম্প্রতিক অর্থনীতিতে কোন খাতের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে? (জ্ঞান)
[ক] শিক্ষা
[খ] কৃষি
✅ শিল্প
[ঘ] স্বাস্থ্য

১৭৬. বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা কত? (জ্ঞান)
[ক] ১৪ কোটি
✅ প্রায় ১৫ কোটি
[গ] ১৫. ৫ কোটি প্রায়
[ঘ] প্রায় ১৬ কোটি

১৭৭. বাংলাদেশে জনসংখ্যার বৃদ্ধির হার কিরূপ? (অনুধাবন)
[ক] ক্রমহ্রাসমান
[খ] স্থিতিশীল
✅ ক্রমবর্ধমান
[ঘ] দ্রুত পরিবর্তনশীল

১৭৮. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা ১৫ কোটি। ২০২০ সালে জনসংখ্যা যদি ২০ কোটি হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কত হবে? (প্রয়োগ)
[ক] ১০. ৩%
[খ] ২. ০২%
✅ ২. ০৮%
[ঘ] ১. ৫%

১৭৯. ২০০৯ সালের হিসাব মতে প্রতি বর্গকিলোমিটারে পাকিস্তানের জনসংখ্যার ঘনত্ব ছিল কত জন? (জ্ঞান)
[ক] ৩২০
✅ ২২০
[গ] ৩৫০
[ঘ] ৫০০

১৮০. ২০০০-১০ সময়কালে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক গড় হার ভারতে কত ছিল? (জ্ঞান)
[ক] ১. ২০%
✅ ১. ৪%
[গ] ১. ৫০%
[ঘ] ২. ৪%

১৮১. জনসংখ্যাকে দেশের কী হিসেবে বিবেচনা করা হয়? (অনুধাবন)
✅ সম্পদ
[খ] আপদ
[গ] বোঝা
[ঘ] সমস্যা

১৮২. বাংলাদেশের স্বাক্ষরতার হার বিবেচনার ক্ষেত্রে বয়সসীমা কত ধরা হয়েছে? (জ্ঞান)
✅ ৭ খ ৯
[গ] ১২
[ঘ] ১৮

১৮৩. জনসংখ্যাধিক্য এবং দ্রুত শিল্পায়নের অভাব কিসের জন্ম দিয়েছে? (অনুধাবন)
[ক] নৈরাজ্যের
[খ] অপরাধের
✅ বেকারত্বের
[ঘ] দুর্নীতির

১৮৪. দেশের শ্রমশক্তির একটি বড় অংশ কী? (অনুধাবন)
✅ বেকার
[খ] অশিক্ষিত
[গ] শিক্ষিত
[ঘ] অদক্ষ

১৮৫. পাকিস্তানের মাথাপিছু আয় কত ডলার? (জ্ঞান)
✅ ১০৫০
[খ] ৯৫০
[গ] ৮৮০
[ঘ] ১২৫০

১৮৬. আমাদের দেশে নতুন শিল্প স্থাপনের গতি মন্থর কেন? (অনুধাবন)
✅ বিনিয়োগের অভাব
[খ] প্রতিকূল পরিবেশ
[গ] সরকারি পৃষ্ঠপোষকতার অভাব
[ঘ] উদ্যোক্তার অভাব

১৮৭. বাংলাদেশের অর্থনৈতিক গতি কোন চক্রের মধ্যে আবদ্ধ? (জ্ঞান)
✅ দারিদ্র্যের দুষ্টচক্র
[খ] কর্মসংস্থানের নিম্নচক্র
[গ] দুর্নীতির দুষ্টচক্র
[ঘ] বিনিয়োগের নিম্নচক্র

১৮৮. অবকাঠামোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৮৯. কোনটি সামাজিক অবকাঠামোর অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] বিমা
[খ] পরিবহন
[গ] বিদ্যুৎ
✅ স্বাস্থ্য

১৯০. কোনটি উন্নত হলে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা যায়? (অনুধাবন)
[ক] প্রযুক্তি
[খ] শিক্ষা
[গ] স্বাস্থ্য
✅ অবকাঠামো

১৯১. বিগত ১ দশক ধরে বাংলাদেশে কোন উৎস থেকে ঋণের পরিমাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে? (জ্ঞান)
✅ অভ্যন্তরীণ উৎস
[খ] আন্তর্জাতিক অর্থ তহবিল
[গ] বৈদেশিক অনুদান
[ঘ] বৈদেশিক ঋণ

১৯২. বাংলাদেশের বৈদেশিক উৎস হতে ঋণ ও অনুদান প্রাপ্তি ক্রমশ কমে আসছে কেন? (অনুধাবন)
[ক] প্রতিকূল পরিবেশের জন্য
[খ] অভ্যন্তরীণ উৎসের অবস্থান সুসংহত রাখার জন্য
[গ] দুর্নীতির জন্য
✅ বিভিন্ন বৈশ্বিক পরিবর্তনের জন্য

১৯৩. ঘাটতি বাণিজ্য বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ রপ্তানির চেয়ে আমদানি বেশি
[খ] আমদানি রপ্তানি সমান
[গ] রপ্তানির চেয়ে আমদানি কম
[ঘ] আমদানির চেয়ে রপ্তানি বেশি

১৯৪. উর্বর কৃষি জমি কী ধরনের সম্পদ? (অনুধাবন)
[ক] ব্যক্তিগত
[খ] রাষ্ট্রীয়
✅ প্রাকৃতিক
[ঘ] সামাজিক

১৯৫. কোনটি খনিজ সম্পদ? (জ্ঞান)
[ক] প্রাকৃতিক জলাশয়
[খ] নদনদী
✅ সিলিকা
[ঘ] গাছপালা

১৯৬. কোনো দেশের মূল চালিকাশক্তি কী? (অনুধাবন)
[ক] পরিবার
[খ] সমাজ
[গ] রাজনীতি
✅ অর্থনীতি

১৯৭. বাংলাদেশের কৃষি কিসের ওপর নির্ভরশীল? (অনুধাবন)
[ক] রাষ্ট্র
[খ] সমাজ
[গ] পরিবার
✅ প্রকৃতি

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

১৯৮. বাংলাদেশের অবকাঠামোর অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. বিনোদন
ii. শিল্প
iii. স্বাস্থ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৯. খনিজসম্পদ হলো- (অনুধাবন)
i. চুনাপাথর
ii. প্রাকৃতিক গ্যাস
iii. প্রাকৃতিক জলাশয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০০. মৌলিক শিল্পের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. বস্ত্র শিল্প
ii. জ্বালানি শিল্প
iii. বিদ্যুৎ উৎপাদন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০১. অবকাঠামোর জন্য অত্যাবশ্যক- (অনুধাবন)
i. জ্বালানি শিল্প
ii. ইস্পাত শিল্প
iii. বিদ্যুৎ উৎপাদন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০২ ও ২০৩ নং প্রশ্নের উত্তর দাও :
মাইনুল ও মাইদুল শ্যামপুর গ্রামে বাস করে। গ্রামে দিন দিন লোকসংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু সে অনুপাতে খাদ্যশস্য বাড়েনি। তাই মানুষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে।

২০২. শ্যামপুরে বাংলাদেশের অর্থনীতির কোন বৈশিষ্ট্য লক্ষ করা যাচ্ছে? (প্রয়োগ)
✅ জনসংখ্যাধিক্য
[খ] নিরক্ষরতা বৃদ্ধি
[গ] অবকাঠামোর দুর্বলতা
[ঘ] শিল্পখাতের প্রকৃতি

২০৩. শ্যামপুরের অতিরিক্ত জনসংখ্যা- (উচ্চতর দক্ষতা)
i. রপ্তানি বাণিজ্যে সহায়তা করবে
ii. বেকারত্ব সৃষ্টি করবে
iii. খাদ্য সমস্যা সৃষ্টি করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতাসমূহ
◈ বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ- আমাদের ইতিহাস।
◈ কৃষিক্ষেত্রের অগ্রসরতার সবচেয়ে বড় প্রতিবন্ধক- অবকাঠামোর দুর্বলতা।
◈ দেশের সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো- অপর্যাপ্ত ও অনুন্নত।
◈ প্রাচীন বাংলায় কৃষি উৎপাদনে- প্রাচুর্য ও বৈচিত্র্য ছিল।
◈ মুসলিম শাসনামল ছিল- বাংলার স্বর্ণযুগ।
◈ আমাদের দেশে পাকিস্তানি শাসন আমল- ২৪ বছরের।
◈ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল- ২০০ বছর ব্যাপী।
◈ স্বাধীনতা-পূর্ব বাংলাদেশের ইতিহাসকে ভাগ করা যায়- ৪ ভাগে।
◈ ১৯৪৭ সালে দেশবিভাগের পর সৃষ্টি হয়- ভারত ও পাকিস্তান।
◈ ১৭৫৭ সালে সংগঠিত হয়- পলাশীর যুদ্ধ।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০৪. বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার পিছনে কতকাল বিস্তৃত পটভূমি রয়েছে? (অনুধাবন)
[ক] এক শতাব্দী
✅ দুই শতাব্দী
[গ] তিন শতাব্দী
[ঘ] চার শতাব্দী

২০৫. ২৪ বছর ধরে বাংলাদেশে কোন শাসনামল ছিল? (অনুধাবন)
✅ পাকিস্তান
[খ] ভারত
[গ] মালদ্বীপ
[ঘ] নেপাল

২০৬. বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ কিসের মধ্যে নিহিত রয়েছে? (জ্ঞান)
[ক] ঐতিহ্য
✅ ইতিহাস
[গ] রাজনীতি
[ঘ] যুদ্ধ

২০৭. স্বাধীনতা পূর্ব বাংলাদেশের অর্থনীতির ইতিহাসকে কয়টি পর্বে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

২০৮. স্বাধীনতা-পূর্ব বাংলাদেশের অর্থনীতির ইতিহাসের দ্বিতীয় পর্ব কী? (জ্ঞান)
[ক] পাকিস্তানি শাসনামলে
[খ] ব্রিটিশ শাসনামল
✅ মুসলিম শাসনামল
[ঘ] প্রাচীন বাংলা

২০৯. বাংলার মুসলিম শাসনামলকে কী বলা হয়? (জ্ঞান)
✅ স্বর্ণযুগ
[খ] আলোর যুগ
[গ] অন্ধকার যুগ
[ঘ] রৌপ্যের যুগ

২১০. মুসলিম যুগে বাংলার কোন শিল্পজাত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে সমাদৃত ছিল? (জ্ঞান)
✅ বস্ত্র
[খ] কাগজ
[গ] কুটির শিল্প
[ঘ] লোহা

২১১. পলাশী যুদ্ধ সংঘটিত হয় কত সালে? (জ্ঞান)
✅ ১৭৫৭
[খ] ১৮৫৭
[গ] ১৯৪৭
[ঘ] ১৯৭১

২১২. কোন সময়ে এদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়? (অনুধাবন)
[ক] বক্সারের যুদ্ধের পর
✅ পলাশীর যুদ্ধের পরে
[গ] ১৭৫৭ সালের সময়
[ঘ] পলাশীর যুদ্ধের আগে

২১৩. কোন শাসকগোষ্ঠী এদেশে অব্যাহতভাবে শোষণ ও লুণ্ঠন চালায়? (জ্ঞান)
[ক] পাঠান
[খ] মুঘল
✅ ইংরেজ
[ঘ] ফরাসি

২১৪. কোন বন্দোবস্তের মাধ্যমে কৃষিক্ষেত্রে জমিদারি প্রথা চালু হয়? (জ্ঞান)
✅ চিরস্থায়ী
[খ] একসনা
[গ] পাঁচসনা
[ঘ] দশসনা

২১৫. পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলার বাণিজ্য ছিল কোন শাসনামলে? (জ্ঞান)
[ক] সেন শাসনামলে
[খ] পাল আমলে
✅ মুসলিম আমলে
[ঘ] ইংরেজ শাসনামলে

২১৬. ইংরেজরা কোন জিনিসটি নিজেদের কুক্ষিগত করে রেখেছিল? (জ্ঞান)
[ক] জমিদারি প্রথা
✅ ব্যবসা-বাণিজ্য
[গ] প্রশাসনিক ব্যবস্থা
[ঘ] খাজনা আদায়

২১৭. কোন দেশ থেকে প্রথম শিল্পবিপ্লব সংগঠিত হয়? (জ্ঞান)
[ক] রাশিয়ায়
[খ] ফ্রান্স
[গ] আমেরিকা
✅ ইংল্যান্ড

২১৮. কোন দেশের বস্ত্রকলে কম খরচে বস্ত্র উৎপাদিত হত? (জ্ঞান)
[ক] দিল্লির
[খ] করাচির
[গ] কলকাতার
✅ ইংল্যান্ডের

২১৯. ইংল্যান্ডের বস্ত্রকলে উৎপাদিত বস্ত্র কোন দেশের বাজার দখল করেছিল? (জ্ঞান)
[ক] আমেরিকার
[খ] আফ্রিকার
[গ] পাকিস্তানের
✅ বাংলাদেশের

২২০. বাংলাদেশের বস্ত্রশিল্প ও অন্যান্য শিল্প কেন ধ্বংস হয়েছিল? (অনুধাবন)
[ক] পর্যাপ্ত কাঁচামালের অভাবে
[খ] দক্ষ কারিগরের অভাবে
[গ] সরকারি পৃষ্ঠপোষকতার অনীহা ছিল
✅ ইংল্যান্ডে উৎপাদিত বস্ত্রের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে

২২১. ঔপনিবেশিক আমলে বাংলাদেশ ইংল্যান্ডের কোন ধরনের পণ্যের বাজারে পরিণত হয়? (জ্ঞান)
[ক] খাদ্যজাত
[খ] কৃষিজাত
✅ শিল্পজাত
[ঘ] খনিজ

২২২. বাংলাদেশে পাকিস্তানি আমল শুরু হয় কোন সাল থেকে? (জ্ঞান)
[ক] ১৭৫৭
[খ] ১৯৪৫
✅ ১৯৪৭
[ঘ] ১৯৫২

২২৩. পাকিস্তানি শাসনামলে বর্তমান বাংলাদেশের নাম কী ছিল? (জ্ঞান)
[ক] পূর্ববঙ্গ
✅ পূর্ব পাকিস্তান
[গ] পশ্চিম পাকিস্তান
[ঘ] পশ্চিমবঙ্গ

২২৪. ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বাংলাদেশে কত বছর স্থায়ী ছিল? (জ্ঞান)
✅ প্রায় ২০০
[খ] প্রায় ১০০
[গ] প্রায় ২৫০
[ঘ] প্রায় ৩০০

২২৫. বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার পিছনে কতকাল বিস্তৃত পটভূমি রয়েছে? (অনুধাবন)
✅ ২ শতাব্দী
[খ] ৩ সহস্রাব্দ
[গ] ৪ শতাব্দী
[ঘ] ৫ যুগ

২২৬. ঔপনিবেশিক শাসন ও শোষণের ফলে বাংলাদেশের কোন ভিত্তিটি ধ্বংস হয়ে যায়? (অনুধাবন)
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
✅ অর্থনৈতিক
[ঘ] প্রশাসনিক

২২৭. কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক সময় কোন দেশটি বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করত? (জ্ঞান)
[ক] নেপাল
[খ] ইংল্যান্ড
[গ] পাকিস্তান
✅ বাংলাদেশ

২২৮. বাংলাদেশে কৃষিক্ষেত্রে অগ্রসরতার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কোনটি? (জ্ঞান)
✅ অবকাঠামোর দুর্বলতা
[খ] খরা
[গ] বন্যা
[ঘ] প্রাকৃতিক দুর্যোগ

২২৯. কোন দেশটি দুর্যোগকবলিত দেশ? (জ্ঞান)
✅ বাংলাদেশ
[খ] চীন
[গ] ভারত
[ঘ] শ্রীলঙ্কা

২৩০. গৌড়িপুরে ক্রমশ কলকারখানা স্থাপিত হচ্ছে তবে লোহা ও ইস্পাত, বিদ্যুতের সরবরাহ ও বৈদ্যুতিক সরঞ্জামের অভাবে কলকারখানা স্থাপন গতি পাচ্ছে না। সেখানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার কোন প্রতিবন্ধকতা লক্ষ করা যায়? (প্রয়োগ)
✅ শিল্পক্ষেত্রের
[খ] কৃষিক্ষেত্রের
[গ] আর্থসামাজিক
[ঘ] পরিবহন ক্ষেত্রের

২৩১. সবচেয়ে বড় আর্থসামাজিক সমস্যা কোনটি? (জ্ঞান)
[ক] জনসংখ্যা
[খ] যৌতুক প্রথা
✅ নিরক্ষরতা
[ঘ] বেকারত্ব

২৩২. শিল্পখাত উন্নয়নের জন্য অপরিহার্য কী? (জ্ঞান)
✅ ব্যাংক ঋণ সুবিধা
[খ] শিক্ষার হার বৃদ্ধি করা
[গ] সঞ্চয়ের সুবিধা
[ঘ] উৎপাদন বৃদ্ধি করা

২৩৩. এদেশে শিল্পায়নের গতি খুব ধীর-এ কথাটির দ্বারা কী প্রমাণিত হয়? (উচ্চতর দক্ষতা)
✅ দক্ষ শ্রমশক্তির অভাব
[খ] অনুন্নত শিক্ষা ব্যবস্থা
[গ] বেকারত্বের হার কম
[ঘ] অসম বণ্টন ব্যবস্থা

২৩৪. কোন ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে? (জ্ঞান)
[ক] রাজনীতিতে
✅ প্রশাসনে
[গ] চাকরিজীবীদের
[ঘ] শিক্ষা প্রতিষ্ঠানের

২৩৫. নিম্ন আয়ের দেশসমূহের মাথাপিছু আয় ৪৯০ ডলার। এ কথাটি দ্বারা নিম্ন আয়ের দেশের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] সুষম বণ্টন ব্যবস্থা
[খ] কৃষি ব্যবস্থা প্রচলন
[গ] অনুন্নত দেশ
✅ অসম বণ্টন ব্যবস্থা

২৩৬. কারা সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে? (অনুধাবন)
✅ বেকার কিশোর ও তরুণরা
[খ] নেশাগ্রস্ত জনগোষ্ঠী
[গ] বেকার কিশোর-কিশোরী
[ঘ] শিক্ষত যুব সমাজ

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩৭. এদেশের মানুষের অপুষ্টির কারণ- (অনুধাবন)
i. দারিদ্র্য
ii. বেকারত্ব
iii. প্রশিক্ষণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৮. অর্থনীতির অন্যতম সমস্যা হলো- (অনুধাবন)
i. বেকারত্ব
ii. দারিদ্র্য
iii. জনসংখ্যাধিক্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৯. বর্তমানে বাংলাদেশের কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে- (অনুধাবন)
i. উন্নত সার
ii. উন্নত বীজ
iii. আধুনিক চাষপ্রণালি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪০. নারী জনগোষ্ঠী পুরুষদের তুলনায় পিছিয়ে আছে- (অনুধাবন)
i. পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
ii. শিক্ষা গ্রহণের ক্ষেত্রে
iii. কর্মক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪১. সাধারণ শ্রমিকদের উৎপাদনশীলতা কম হওয়ার কারণ- (অনুধাবন)
i. জনগণের স্বাক্ষরতার নিম্নহার
ii. কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতার অভাব
iii. জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪২. বাংলাদেশে বেকারত্বের মূল কারণ- (অনুধাবন)
i. শিল্পের অনুন্নয়ন
ii. কর্মবিমুখতা
iii. অধিক জনসংখ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৩. দেশের সার্বিক অগ্রগতির প্রধান অন্তরায়- (উচ্চতর দক্ষতা)
i. সুশাসনের অভাব
ii. সঞ্চয়ের নিম্নহার
iii. যৌতুক প্রথার বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৪. বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কমের কারণ- (উচ্চতর দক্ষতা)
i. মজুরির নিম্নহার
ii. কর্মের অভাব
iii. কর্মে অনীহা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৫. বেকারত্বের ফলে সৃষ্টি হয়- (অনুধাবন)
i. আইনশৃঙ্খলার অবনতি
ii. সঞ্চয়ের নিম্নহার
iii. যৌতুক প্রথার বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৬. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের পিছিয়ে থাকার প্রভাব- (অনুধাবন)
i. পারিবারিক সহিংসতা
ii. অধিক সংখ্যক সন্তানের জন্মদান
iii. যৌতুক প্রথার বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৭ ও ২৪৮ প্রশ্নের উত্তর দাও :
i. ব্রিটিশ বাংলা
ii. S
iii. ব্রিটিশ শাসনামল
iv. পাকিস্তানি আমল

২৪৭. ছকে বাংলাদেশের কোন পর্যায়ের অর্থনীতির ইতিহাসকে দেখানো হয়েছে? (প্রয়োগ)
✅ স্বাধীনতা-পূর্ব
[খ] স্বাধীনতা-উত্তর
[গ] স্বাধীনতা পরবর্তী
[ঘ] পূর্ব পাকিস্তান

২৪৮. ‘S’ চি‎হ্নি্ত পর্বটি-
i. মুসলিম শাসনামল
ii. বাংলার স্বর্ণযুগ
iii. তদানীন্তন পূর্ব বাংলা

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা উত্তরণের পদক্ষেপসমূহ
◈ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার ঘোষণা করেছে- “রূপকল্প ২০২১”।
◈ বাংলাদেশ ইতোপূর্বে বাস্তবায়ন করছে ৫টি পঞ্চবার্ষিক- পরিকল্পনা।
◈ জাতীয় শিক্ষানীতি ২০১০ এর মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির সুবিধাভোগীর সংখ্যা- ৪৮ থেকে ৭৮ লক্ষে উন্নীত করা।
◈ জাতীয় উন্নয়ন কার্যক্রমের জন্য প্রয়োজন- নীতিগত ভিত্তি।
◈ ‘জাতীয় কৃষি নীতি ১৯৯৯ অনুসারে কাজ চলছে- কৃষি উন্নয়নের।
◈ ২০১১-১২অর্থবছরে শিল্প ঋণ বিতরণের পরিমাণ- ১১১৯৫৩.০৮ কোটি টাকা।
◈ ২০১১-১২ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদন ছিল- ৬০৬৬ মেগাওয়াট।
◈ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য গড়ে উঠেছে- দুর্যোগ ব্যবস্থাপনা।
◈ সিডিএমপি- কম্িপ্রহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম।
◈ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কাজ করছে- বহুসংখ্যক এনজিও।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪৯. যে কোনো জাতীয় উন্নয়ন কার্যক্রমের জন্য কোনটি প্রয়োজন? (জ্ঞান)
✅ নীতিগত ভিত্তি
[খ] বৈদেশিক সাহায্য
[গ] টেকসই অবকাঠামো
[ঘ] সরকারি হস্তক্ষেপ

২৫০. পরিকল্পনা ও প্রকল্প প্রয়োজন হয় কোন ক্ষেত্রে? (অনুধাবন)
[ক] নীতিমালা প্রণয়ন
[খ] অবকাঠামো নির্মাণ
✅ নীতিমালা বাস্তবায়ন
[ঘ] বৈদেশিক সাহায্য

২৫১. বর্তমান সরকার পরিকল্পিত উন্নয়নের উদ্যোগের আওতায় কী ঘোষণা করেছে? (জ্ঞান)
[ক] পঞ্চবার্ষিক পরিকল্পনা
✅ রূপকল্প-২০২১
[গ] রূপকল্প-২০০১
[ঘ] সিডি এমপি

২৫২. রূপকল্প ২০২১-এর আলোকে বাংলাদেশ সরকার কোন পরিকল্পনা প্রস্তুত করেছে? (জ্ঞান)
[ক] পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১১-১৫
✅ বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২১
[গ] জাতীয় শিল্পনীতি পরিকল্পনা ২০১০
[ঘ] সিডি এম পি ২০১০-১৪

২৫৩. বাংলাদেশ ইতিপূর্বে কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করেছে? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

২৫৪. বাংলাদেশে কোন সার ব্যবহারের ওপর বেশি গুরুত্বারোপ করা হয়েছে? (জ্ঞান)
✅ জৈব
[খ] গুটি
[গ] কেঁচো
[ঘ] রাসায়নিক

২৫৫. সরকার কৃষি উপকরণের কোনটি বৃদ্ধি করেছে? (জ্ঞান)
[ক] মূল্য
[খ] পরিমাণ
[গ] মান
✅ ভর্তুকি

২৫৬. বাংলাদেশে কার্যরত কোন ব্যাংকে কৃষিঋণ কার্যক্রম অন্তর্ভুক্ত করার জন্য ঋণ নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন করা হয়েছে? (জ্ঞান)
[ক] ইসলামি ব্যাংক
[খ] গ্রামীণ ব্যাংক
✅ সকল তফসিলি ব্যাংক
[ঘ] কৃষি ব্যাংক

২৫৭. শিল্পক্ষেত্রের বাধা ও সমস্যা সমাধানে সরকার কোন বছর জাতীয় শিল্পনীতি ঘোষণা করেছে? (জ্ঞান)
✅ ২০১০
[খ] ২০১১
[গ] ২০১২
[ঘ] ২০১৫

২৫৮. দ্রুত শিল্পায়ন নিশ্চিত করার জন্য বাংলাদেশের সরকার কোন শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে? (জ্ঞান)
[ক] মাঝারি
[খ] কুটির
✅ ক্ষুদ্র
[ঘ] বৃহৎ

২৫৯. সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন শিল্প স্থাপন জরুরি? (জ্ঞান)
[ক] ক্ষুদ্র
✅ মৌলিক
[গ] কুটির
[ঘ] বৃহৎ

২৬০. শিল্পায়নের জন্য প্রথম ও প্রধান প্রয়োজন কী? (জ্ঞান)
✅ মূলধন
[খ] শ্রমিক
[গ] কাঁচামাল
[ঘ] অবকাঠামো

২৬১. কোনটি পুঁজি বা মূলধনের প্রধান উৎস? (জ্ঞান)
[ক] সঞ্চয়
[খ] মহাজন
✅ ব্যাংক
[ঘ] জায়গা জমি

২৬২. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী উপবৃত্তি প্রদান করা হচ্ছে কেন? (অনুধাবন)
✅ নারীশিক্ষা প্রসার
[খ] যৌতুকপ্রথা দূর করা
[গ] নারীর আত্মনির্ভরশীলতা
[ঘ] বাল্যবিবাহ রোধ

২৬৩. মাদরাসাসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়সমূহে কোন কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে? (জ্ঞান)
✅ ভোকেশনাল
[খ] কারিগরি
[গ] বৃত্তিমূলক
[ঘ] সার্টিফিকেট

২৬৪. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য দেশে কী গড়ে উঠেছে? (জ্ঞান)
✅ দুর্যোগ ব্যবস্থাপনা
[খ] আবহাওয়া অফিস
[গ] আবহাওয়া অধিদপ্তর
[ঘ] দুর্যোগ মন্ত্রণালয়

২৬৫. নিচের কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার অন্তর্গত বিষয়? (জ্ঞান)
[ক] জনসংখ্যা নিয়ন্ত্রণ
[খ] আধুনিক চাষাবাদ প্রবর্তন
✅ জনস্বাস্থ্য প্রকৌশল
[ঘ] কর্মমুখী শিক্ষা ব্যবস্থা

২৬৬. কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রকল্প কততম মেয়াদে বাস্তবায়িত হচ্ছে? (জ্ঞান)
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

২৬৭. বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে কিসের কারণে? (উচ্চতর দক্ষতা)
✅ সামাজিক অসচেতনতা
[খ] জনসংখ্যার হার বৃদ্ধি
[গ] অর্থনৈতিক অনুন্নয়ন
[ঘ] পারিবারিক বন্ধন

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬৮. কৃষি উন্নয়নে সরকার যেসব নীতিমালা প্রণয়ন করেছে সেগুলোর মধ্যে রয়েছে- (অনুধাবন)
i. সমন্বিত সার বিতরণ নীতি
ii. জাতীয় পণ্য বিপণন নীতি
iii. সমন্বিত বালাই ব্যবস্থাপনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৯. কৃষিক্ষেত্রে উন্নয়নের বড় বাধা- (অনুধাবন)
i. কৃষি ঋণের অপর্যাপ্ততা
ii. উৎপাদিত পণ্য বিপণন সুবিধার অভাব
iii. কৃষি জমির পরিমাণ হ্রাস পাওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭০. দুর্যোগের ঝুঁকি হ্রাস সম্ভব- (অনুধাবন)
i. দুর্যোগবহুল এলাকায় বাস না করা
ii. পূর্ব সতর্কীকরণের দ্বারা
iii. জনসচেতনতা বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭১. সামাজিক অবকাঠামোর দুর্বলতা হলো- (অনুধাবন)
i. নারী সমাজের পশ্চাৎপদতা
ii. শিক্ষাক্ষেত্রে মুখস্থ বিদ্যা
iii. সনাতন চাষ পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭২. কমিউনিটি ক্লিনিকসমূহে প্রদান করা হয়- (অনুধাবন)
i. পরিবার কল্যাণ সেবা
ii. পুষ্টি সেবা
iii. স্বাস্থ্যসেবা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭৩ ও ২৭৪ নং প্রশ্নের উত্তর দাও :
মাননীয় মন্ত্রী জনাব আহসান উল্লাহ মণ্ডল তার এলাকার কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক ইত্যাদি বিতরণ করেছেন।

২৭৩. মাননীয় মন্ত্রী দেশের উন্নয়নের কোন ক্ষেত্রে অবদান রাখছেন? (প্রয়োগ)
[ক] যাতায়াতের
[খ] প্রকৃতি সৃষ্ট
✅ কৃষিক্ষেত্রে
[ঘ] শিল্পের

২৭৪. এই ধরনের সরকারি নীতিমালা হলো-
i. জাতীয় বীজ নীতি
ii. জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি
iii. সমন্বিত সার বিতরণ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশ ও এসব দেশের অর্থনীতি
◈ দেশের আর্থসামাজিক সমৃদ্ধি ও বিকাশ সাধনকে বলা হয়- অর্থনৈতিক উন্নয়ন।
◈ কোনো দেশের জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে- প্রবৃদ্ধির হার বলা হয়।
◈ উন্নয়ন বলতে বোঝায়- সার্বিক মানোন্নয়ন।
◈ অর্থনৈতিক উন্নয়ন- Economic Development.
◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি- Economic Growth.
◈ প্রবৃদ্ধির হার ও জনসংখ্যা বৃদ্ধির হার একই হলে- মাথাপিছু আয়ও একই হবে।
◈ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য হলো- দেশের সকল জনগণের সর্বাধিক কল্যাণ।
◈ কৃষিপ্রধান অবস্থা থেকে শিল্পপ্রধান অর্থনীতিতে পরিণত হওয়াকে বলে- অর্থনীতি প্রকৃতিগত পরিবর্তন।
◈ সামাজিক অবকাঠামোর পরিবর্তন হলো- সুশাসনের সুফল, শিক্ষার সুযোগ এবং স্বাস্থ্যসেবা।
◈ উন্নয়নের মাত্রার ভিত্তিতে বিশ্বের দেশসমূহকে ভাগ করা হয়- ৩টি ভাগে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৭৫. কোনো দেশ উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল কিনা তা বুঝতে হলে প্রথমে আমাদের কোন বিষয়টি সম্বন্ধে জানতে হবে? (অনুধাবন)
[ক] বৃহদায়তন শিল্প
✅ অর্থনৈতিক উন্নয়ন
[গ] অর্থনৈতিক অবকাঠামো
[ঘ] অর্থনীতির মেরুদণ্ড

২৭৬. দেশের সম্পদ ও সম্ভাবনা কাজে লাগিয়ে সার্বিক আর্থসামাজিক সমৃদ্ধি ও বিকাশ সাধনকে কী বলে? (জ্ঞান)
✅ অর্থনৈতিক উন্নয়ন
[খ] অর্থনৈতিক সমৃদ্ধি
[গ] অর্থনীতির দিকনির্দেশনা
[ঘ] অর্থনৈতিক প্রবৃদ্ধি

২৭৭. কোন ক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের সাহায্য সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন হয়? (জ্ঞান)
[ক] সেতু নির্মাণ
✅ উন্নয়ন অর্জন
[গ] শিল্প স্থাপন
[ঘ] অবকাঠামো নির্মাণ

২৭৮. অর্থনৈতিক উন্নয়ন সম্বন্ধে সঠিক ধারণা পেতে হলে কোন বিষয়টি বুঝতে হবে? (জ্ঞান)
✅ অর্থনৈতিক প্রবৃদ্ধি
[খ] অর্থনীতির ভিত্তি
[গ] অর্থনৈতিক সমৃদ্ধি
[ঘ] অর্থনীতির কাঠামো

২৭৯. কোনো দেশের জাতীয় আয়ের বাৎসরিক বৃদ্ধির হারকে কী বলে? (জ্ঞান)
[ক] অর্থনৈতিক উন্নয়ন
[খ] স্থূল হার
✅ প্রবৃদ্ধির হার
[ঘ] মাথাপিছু আয়

২৮০. প্রবৃদ্ধির হার ও জনসংখ্যা বৃদ্ধির হার একই হলে মাথাপিছু আয় কেমন হবে? (প্রয়োগ)
✅ একই থাকবে
[খ] উন্নত হবে
[গ] বাড়বে
[ঘ] কমবে

২৮১. ২০১২ সালের জাতীয় আয় ৮০,০০০ কোটি টাকা এবং ২০১৩ সালের জাতীয় আয় ৮৫,০০০ কোটি টাকা হলে প্রবৃদ্ধির হার কত হবে? (প্রয়োগ)
✅ ৬.২৫%
[খ] ৫.২৫%
[গ] ৭.৮%
[ঘ] ১০.১৫%

২৮২. ‘H’ রাষ্ট্রের মাথাপিছু আয় ৪% এবং দ্রব্যমূল্য ৪% বৃদ্ধি পেয়েছে। ‘H’ রাষ্ট্রের জনগণের ক্ষেত্রে কী বৃদ্ধি পেয়েছে? (প্রয়োগ)
[ক] প্রকৃত আয়
✅ আর্থিক আয়
[গ] ক্রয়ক্ষমতা
[ঘ] জীবনযাত্রার মান

২৮৩. একটি দেশের প্রবৃদ্ধির হার ৪% এবং জনসংখ্যা বৃদ্ধির হার ৩% হলে দেশটির অর্থনৈতিক অবস্থা কীরূপ হবে? (প্রয়োগ)
[ক] মাথাপিছু আয় কমবে
[খ] অনুন্নত হবে
✅ উন্নত হবে
[ঘ] একই থাকবে

২৮৪. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে কোন ক্ষেত্রে? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রবৃদ্ধির হার < জনসংখ্যা বৃদ্ধির হার
[খ] প্রবৃদ্ধির হার = জনসংখ্যা বৃদ্ধির হার
✅ প্রবৃদ্ধির হার > জনসংখ্যা বৃদ্ধির হার
[ঘ] প্রবৃদ্ধির হার + জনসংখ্যা বৃদ্ধির হার

২৮৫. কোনটি জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করে? (জ্ঞান)
[ক] আয়ের সুষম বণ্টন
[খ] সামাজিক অবকাঠামোর পরিবর্তন
[গ] প্রকৃতিগত পরিবর্তন
✅ অর্থনীতির অবকাঠামোর পরিবর্তন

২৮৬. আমাদের দেশে যদি শিক্ষার সুযোগ ও স্বাস্থ্যসেবার সুবিধা বেড়ে যায়, তাহলে আমাদের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
✅ সামাজিক অবকাঠামোর পরিবর্তন ঘটেছে
[খ] অর্থনীতির কাঠামোগত পরিবর্তন এসেছে
[গ] উপকরণসমূহের সহজলভ্যতা বেড়েছে
[ঘ] উন্নত প্রযুক্তির ব্যবহার বেড়েছে

২৮৭. কোনো দেশ কৃষিপ্রধান অর্থনীতি থেকে শিল্পপ্রধান অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। দেশটিতে কোন পরিবর্তন এসেছে? (অনুধাবন)
[ক] অর্থনৈতিক
[খ] কাঠামোগত
✅ প্রকৃতিগত
[ঘ] সামাজিক

২৮৮. উন্নয়নের মাত্রার ভিত্তিতে বিশ্বের দেশসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮৯. আরিফ যে সমাজে বাস করে সেখানকার জীবনযাত্রা উন্নত। এ ধরনের দেশ হলো- (প্রয়োগ)
i. সুইডেন
ii. জাপান
iii. যুক্তরাষ্ট্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯০. অর্থনৈতিক উন্নয়নে প্রবৃদ্ধির হারের সাথে বিবেচ্য বিষয়- (অনুধাবন)
i. দ্রব্যমূল্য স্তর
ii. জীবনযাত্রার মান
iii. জনসংখ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯১. প্রবৃদ্ধির হারের তুলনায় অর্থনৈতিক উন্নয়ন একটি- (অনুধাবন)
i. বিস্তৃততর বিষয়
ii. বহুমাত্রিক বিষয়
iii. পৃথক বিষয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯২ ও ২৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
বেলাল সাহেবের বেতন বেড়েছে ৮% এবং দ্রব্যমূল্য বেড়েছে ৮%।

২৯২. বেলাল সাহেবের প্রকৃত আয়ের কী পরিবর্তন হয়েছে? (প্রয়োগ)
[ক] কমেছে
[খ] বেড়েছে
[গ] উন্নত হয়েছে
✅ একই আছে

২৯৩. বেলাল সাহেবের পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য-
i. প্রকৃত আয় বাড়েনি
ii. অর্থনৈতিক উন্নয়ন অর্জিত হয়েছে
iii. আর্থিক আয় বাড়েনি

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 উন্নত দেশ
◈ অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং তা দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে বলা হয়- উন্নত দেশ।
◈ উন্নত দেশগুলোর অর্থনীতি- শিল্পনির্ভর।
◈ উন্নত দেশসমূহের- জনসংখ্যা নিয়ন্ত্রিত।
◈ উন্নত দেশের জীবনযাত্রার মান- অত্যন্ত উঁচু।
◈ উন্নত দেশসমূহের মাথাপিছু আয়- খুব বেশি।
◈ ২০১০ সালে বিশ্বের প্রধান কয়েকটি উন্নত দেশের মাথাপিছু বার্ষিক আয়- ৪০,০০০ মার্কিন ডলার থেকে ৮৫,০০০ মার্কিন ডলার।
◈ সঞ্চয়ের উচ্চহারের ফলে- মূলধন গঠন ও বিনিয়োগের হারও উচ্চ।
◈ উন্নত দেশগুলোতে কৃষি- একটি অপ্রধান খাত।
◈ উন্নত দেশগুলোতে- দুর্নীতির পরিমাণ খুবই কম।
◈ উন্নত দেশগুলোতে- রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ স্থিতিশীল ও উন্নত।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৯৪. অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এই উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে কী বলে? (জ্ঞান)
[ক] অনুন্নত দেশ
[খ] উন্নয়নশীল দেশ
✅ উন্নত দেশ
[ঘ] স্বল্পোন্নত দেশ

২৯৫. উন্নত দেশে জ্ঞান বিজ্ঞান দ্রুত প্রসার লাভ করে কিসের ফলে? (জ্ঞান)
[ক] অর্থনৈতিক অবকাঠামো
✅ শিক্ষা প্রসার
[গ] অর্থনৈতিক প্রবৃদ্ধি
[ঘ] প্রাকৃতিক সম্পদ

২৯৬. শিক্ষা প্রসারের ফল কোনটি হয়? (অনুধাবন)
[ক] প্রাকৃতিক নির্ভরতা বাড়ে
[খ] জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়
[গ] প্রবৃদ্ধির খারাপ দিক জানা যায়
✅ নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়

২৯৭. কোনটি উন্নত দেশ? (জ্ঞান)
✅ নরওয়ে
[খ] ব্রাজিল
[গ] তুরস্ক
[ঘ] পাকিস্তান

২৯৮. ২০১০ সালে উন্নত দেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার ছিল? (জ্ঞান)
[ক] ৩০ হাজার থেকে ৬০ হাজার
[খ] ৩৫ হাজার থেকে ৭০ হাজার
[গ] ৪০ হাজার থেকে ৮০ হাজার
✅ ৪০ হাজার থেকে ৮৫ হাজার

২৯৯. উন্নত দেশের অর্থনীতির প্রকৃতি কিসের ওপর নির্ভরশীল? (জ্ঞান)
[ক] বাণিজ্য
✅ শিল্প
[গ] প্রযুক্তি
[ঘ] কৃষি

৩০০. জার্মানি একটি উন্নত দেশ। এদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত। এক্ষেত্রে নিচের কোনটির ভূমিকা রয়েছে? (প্রয়োগ)
[ক] সম্পদ পাচার
✅ দ্রুত শিল্পায়ন
[গ] শিক্ষার প্রসার
[ঘ] প্রাকৃতিক সম্পদ

৩০১. কোনটি উন্নত উৎপাদনের একটি বড় কারণ? (জ্ঞান)
✅ কৃতকৌশলের উন্নয়ন
[খ] বণ্টন ব্যবস্থার উন্নয়ন
[গ] শিক্ষার উচ্চহার
[ঘ] উন্নত যোগাযোগ ব্যবস্থা

৩০২. ‘A’ নামক একটি দেশে জনগণের সার্বিক কল্যাণ বৃদ্ধি পেয়েছে। এর পেছনে কোনটি কাজ করেছে? (জ্ঞান)
[ক] উন্নত প্রযুক্তি
✅ আয়বৈষম্য কম
[গ] কিছু লোক অতি ধনী
[ঘ] উৎপাদন বেশি

৩০৩. কোন ধরনের দেশে শ্রমিক তার ন্যায্য মজুরি পায়? (জ্ঞান)
✅ উন্নত দেশে
[খ] মধ্যম আয়ের দেশে
[গ] অনুন্নত দেশে
[ঘ] স্বল্পোন্নত দেশে

৩০৪. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কৃষি। এ কথাটি দ্বারা কী প্রকাশ পায়? (উচ্চতর দক্ষতা)
[ক] জনশক্তির উৎস কৃষি
✅ কৃষিই উন্নয়নের সহায়ক
[গ] অর্থনীতিই কৃষির খাত
[ঘ] কৃষির উৎস জনশক্তি

৩০৫. উচ্চ আয়ের দেশসমূহ উন্নত হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ দক্ষ শ্রমশক্তি
[খ] শতকরা শিক্ষিত জনগণ
[গ] সামাজিক সচেতনতা
[ঘ] আর্থিক প্রতিষ্ঠান বেশি

৩০৬. কোন ধরনের দেশে আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূলে? (জ্ঞান)
[ক] উন্নয়নশীল
[খ] স্বল্পোন্নত
✅ উন্নত
[ঘ] অনুন্নত

৩০৭. উন্নত দেশে প্রশাসনতন্ত্র কীভাবে কাজ করে? (অনুধাবন)
✅ সাংবিধানিক উপায়ে
[খ] প্রশাসনিক ইচ্ছানুযায়ী
[গ] স্বচ্ছতার সাথে
[ঘ] জনগণকে সাথে নিয়ে

৩০৮. সম্পদের পূর্ণ ব্যবহার করতে সক্ষম কোন দেশ? (অনুধাবন)
✅ উন্নত
[খ] অনুন্নত
[গ] উন্নয়নশীল
[ঘ] স্বল্পোন্নত

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩০৯. উন্নত দেশের বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. জনসংখ্যা বৃদ্ধির হার বেশি
ii. মাথাপিছু আয় বেশি
iii. জনগণের স্বাক্ষরতার হার খুব বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১০. উন্নত দেশসমূহ যতই উন্নতির পথে অগ্রসর হয় ততই উন্নত হয় তাদের-
(অনুধাবন)
i. উৎপাদন পদ্ধতি
ii. ব্যবস্থাপনা
iii. কৃষি ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১১. জনগণ মানবসম্পদে পরিণত হয়- (উচ্চতর দক্ষতা)
i. উন্নত ব্যবস্থাপনার ফলে
ii. শিক্ষার উচ্চ হারের কারণে
iii. যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১২. উন্নত জীবনযাত্রার মাধ্যমে দেশে- (উচ্চতর দক্ষতা)
i. শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়
ii. শিক্ষার সুযোগ
iii. জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের ছকটি লক্ষ করে ৩১৩ ও ৩১৪ নং প্রশ্নের উত্তর দাও :
X দেশ → উচ্চ মাথা পিছু আয় → জীবনযাত্রার উচ্চমান → রাজনৈতিক স্থিতিশীলতা।

৩১৩. X কোন ধরনের দেশ? (প্রয়োগ)
[ক] অনুন্নত
[খ] উন্নয়নশীল
✅ উন্নত
[ঘ] স্বল্পোন্নত

৩১৪. এ ধরনের দেশের বৈশিষ্ট্য-
i. শিল্পনির্ভর অর্থনীতি
ii. ব্যাপক নগরায়ন
iii. কৃতকৌশলের উন্নয়ন

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 অনুন্নত দেশ
◈ যেসব দেশের জনগণের মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় অনেক কম তাকে বলা হয়- অনুন্নত দেশ।
◈ অনুন্নত দেশে- প্রাথমিক পেশার প্রাধান্য, পুঁজির স্বল্পতা ও ব্যাপক বেকারত্ব বিদ্যমান।
◈ অনুন্নত দেশে কৃষি জাতীয় উৎপাদনের- একক বৃহত্তম খাত।
◈ অনুন্নত দেশে সাধারণত মোট জাতীয় উৎপাদনে- শিল্পখাতের অবদান মাত্র ৮-১০ ভাগ।
◈ অধ্যাপক নার্কস বলেন- অনুন্নত দেশ হচ্ছে সেই সব দেশ যেগুলোতে জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের তুলনায় পুঁজি বা মূলধন কম।
◈ অনুন্নত দেশে বিদ্যমান- প্রাথমিক পেশার প্রাধান্য, পুঁজির স্বল্পতা ও ব্যাপক বেকারত্ব।
◈ অনুন্নত দেশসমূহে মাথাপিছু আয়- ২০০ ডলারের কম।
◈ অনুন্নত দেশে বিনিয়োগ কম থাকায়- শিল্প স্থাপনের গতি মন্থর।
◈ অশিক্ষা, কুসংস্কার এবং যথাযথ নিয়ন্ত্রণের অভাবে জনসংখ্যা বৃদ্ধির হার উচ্চ- অনুন্নত দেশের।
◈ বিনিয়োগ করার উদ্যোগ ও ঝুঁকি নেওয়ার মানসিকতার অভাব রয়েছে- অনুন্নত দেশের।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩১৫. যেসব দেশের জনগণের মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় অনেক কম সেসব দেশকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] উন্নয়নশীল
✅ অনুন্নত
[গ] উন্নত
[ঘ] স্বল্পোন্নত

৩১৬. ‘অনুন্নত দেশ হচ্ছে সেই সব দেশ যেগুলোতে জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের তুলনায় পুঁজি বা মূলধন কম’- কথাটি কে বলেছেন? (অনুধাবন)
[ক] অ্যাডাম স্মিথ
[খ] প্লেটো
✅ রাগনার নার্কস
[ঘ] মার্শাল

৩১৭. জনগণের মৌলিক চাহিদা পূরণের সামর্থ্য নেই কোন ধরনের দেশের? (জ্ঞান)
✅ অনুন্নত
[খ] উন্নত
[গ] উন্নয়নশীল
[ঘ] স্বল্পোন্নত

৩১৮. অনুন্নত দেশের জনগণের বৃহদাংশ জীবিকা নির্বাহের জন্য কিসের ওপর নির্ভরশীল? (জ্ঞান)
[ক] প্রাকৃতিক সম্পদ
[খ] খনিজ সম্পদ
✅ কৃষির ওপর
[ঘ] শিল্পের বিকাশ

৩১৯. অনুন্নত দেশের অধিকাংশ জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিসের ওপর নির্ভরশীল? (অনুধাবন)
[ক] প্রযুক্তির
[খ] অবকাঠামোর
✅ কৃষির
[ঘ] শিল্পের

৩২০. অনুন্নত দেশে শিল্পখাত অত্যন্ত ক্ষুদ্র কেন? (অনুধাবন)
✅ পুঁজি ও দক্ষ জনশক্তির অভাবে
[খ] শ্রমিকের অভাবে
[গ] সম্পদের অভাবে
[ঘ] যন্ত্রপাতির অভাবে

৩২১. অনুন্নত দেশে উৎপাদন বা শিল্প স্থাপনের গতি মন্থর কেন? (অনুধাবন)
✅ মাথাপিছু আয় কম
[খ] সঞ্চয় কম
[গ] বিনিয়োগের নিম্নহার
[ঘ] দ্রব্যের দাম বেশি বলে

৩২২. অনুন্নত দেশে লেনদেনের ভারসাম্য কীরূপ থাকে? (অনুধাবন)
[ক] অনুকূল
✅ প্রতিকূল
[গ] ঘাটতি
[ঘ] অনুন্নত

৩২৩. অনুন্নত দেশগুলো আমদানি নির্ভর কেন? (অনুধাবন)
✅ জাতীয় উৎপাদন কম
[খ] অভাবের তাড়না
[গ] জাতীয় আয় কম
[ঘ] চাহিদা বেশি

৩২৪. অর্থনৈতিক কার্য্যাবলির অগ্রগতির জন্য কোনটি অপরিহার্য? (অনুধাবন)
[ক] সুলভ শ্রমিক
[খ] প্রযুক্তি
✅ দক্ষ উদ্যোক্তা
[ঘ] দক্ষ জনশক্তি

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩২৫. শিল্পখাত বৃদ্ধির জন্য প্রয়োজন- (অনুধাবন)
i. কারিগরি শিক্ষা
ii. দক্ষ জনশক্তি
iii. পুঁজি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৬. অনুন্নত দেশের যেসব ক্ষেত্রে ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহ অপর্যাপ্ত- (অনুধাবন)
i. কৃষি
ii. প্রযুক্তি
iii. শিল্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের ছকটি লক্ষ করে ৩২৭ ও ৩২৮ নং প্রশ্নের উত্তর দাও :

৩২৭. ‘H’ কোন ধরনের দেশ? (প্রয়োগ)
[ক] উন্নত
✅ অনুন্নত
[গ] উন্নয়নশীল
[ঘ] স্বল্পোন্নত

৩২৮. এ ধরনের দেশের বৈশিষ্ট্য-
i. কৃষিনির্ভর অর্থনীতি
ii. বৈদেশিক সাহায্য নির্ভর
iii. প্রতিকূল বৈদেশিক বাণিজ্য

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 উন্নয়নশীল দেশ
◈ উন্নত ও অনুন্নত দেশসমূহের মধ্য পর্যায়ের দেশগুলোকে বলা হয়- উন্নয়নশীল দেশ।
◈ উন্নয়নশীল দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য- জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়।
◈ উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য- সকল জনগণের সর্বাধিক আর্থিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা।
◈ কৃষি প্রধান অবস্থা থেকে ক্রমশ শিল্প প্রধান দেশে পরিণত হওয়ার ধারা-উন্নয়নশীল দেশের লক্ষণ।
◈ কৃষি ও শিল্পের প্রসারের উদ্যোগ নেওয়া হয়- উন্নয়নশীল দেশে।
◈ উন্নয়নশীল দেশের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে আধুনিকায়ন ঘটে- গ্রামীণ অর্থনীতির।
◈ উন্নয়নশীল দেশে শিল্পায়নের ফলে- জনগণ শহরাভিমুখী হয়।
◈ উন্নয়নশীল দেশে পরিকল্পনা বাস্তবায়নের প্রতিবন্ধকতা থাকলেও তা বাস্তবায়নের ফলে- উন্নতির প্রবণতা সৃষ্টি হয়।
◈ পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হয়- উন্নয়নশীল দেশের অর্থনীতি।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩২৯. উন্নয়নশীল দেশসমূহে কোন ধরনের অর্থনীতির অধিকাংশ বৈশিষ্ট্যেই বিদ্যমান? (জ্ঞান)
✅ অনুন্নত
[খ] উন্নত
[গ] স্বল্পোন্নত
[ঘ] সমাজতান্ত্রিক

৩৩০. কোন ধরনের দেশে পরিকল্পিত উপায়ে প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যাকে ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে? (জ্ঞান)
✅ উন্নয়নশীল
[খ] উন্নত
[গ] স্বল্পোন্নত
[ঘ] অনুন্নত

৩৩১. একটি দেশ তার অর্থনৈতিক উন্নয়নের অবস্থা সম্পর্কে সচেতন হয়ে তা পরিবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটি কোন ধরনের? (প্রয়োগ)
✅ উন্নয়নশীল
[খ] উন্নত
[গ] অনুন্নত
[ঘ] স্বল্পোন্নত

৩৩২. উন্নয়নশীল দেশসমূহে কিসের আধুনিকায়ন করা হয়? (জ্ঞান)
[ক] শিল্পের
[খ] শিক্ষার
✅ কৃষির
[ঘ] ব্যবসা-বাণিজ্যের

৩৩৩. উন্নয়নশীল দেশে কোনটি রয়েছে? (জ্ঞান)
✅ জনসংখ্যাধিক্য
[খ] শিক্ষিত জনগোষ্ঠী
[গ] সামাজিক সম্পদ
[ঘ] প্রাকৃতিক সম্পদ

৩৩৪. উন্নয়নশীল দেশে কিসের মাধ্যমে বেকারত্ব হ্রাস করার ব্যবস্থা করা হয়? (জ্ঞান)
[ক] শিল্পের
✅ প্রকল্পের
[গ] প্রযুক্তির
[ঘ] বিনিয়োগের

৩৩৫. আর্থসামাজিক কল্যাণের নিশ্চয়তা কিসের ওপর নির্ভরশীল? (অনুধাবন)
[ক] অর্থনৈতিক প্রবৃদ্ধি
✅ সুষম আয় বণ্টন
[গ] বেকারত্ব দূরীকরণ
[ঘ] রাজনৈতিক স্থিতিশীলতা

৩৩৬. যেসব দেশের মানুষ গ্রাম থেকে শহরমুখী হচ্ছে। সেগুলো কী ধরনের দেশ? (জ্ঞান)
[ক] স্বল্পোন্নত
[খ] অনুন্নত
[গ] উন্নত
✅ উন্নয়নশীল

৩৩৭. উন্নয়নশীল দেশে কোন প্রবণতা সৃষ্টি হয়েছে? (জ্ঞান)
✅ মাথাপিছু আয় বৃদ্ধির
[খ] দক্ষ জনশক্তি তৈরির
[গ] প্রাকৃতিক সম্পদ ব্যবহারের
[ঘ] বৈদেশিক সাহায্য প্রাপ্তির

৩৩৮. উন্নয়নশীল দেশ কীভাবে উন্নয়ন অর্জন করতে সক্ষম হয়? (অনুধাবন)
[ক] জনসংখ্যা বৃদ্ধি করে
[খ] প্রাকৃতিক সম্পদ উত্তোলন করে
✅ উন্নত প্রযুক্তি ব্যবহার করে
[ঘ] পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করে

৩৩৯. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক পরিবেশ গড়ে উঠলে তাকে কী ধরনের দেশ বলা যাবে? (অনুধাবন)
[ক] স্বল্পোন্নত
✅ উন্নয়নশীল
[গ] উন্নত
[ঘ] অনুন্নত

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৪০. উন্নয়নশীল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়-
i. স্বাক্ষরতা প্রকল্প
ii. কারিগরি শিক্ষা
iii. পরিবার পরিকল্পনা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪১ ও ৩৪২নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ থেকে একটি পর্যটক দল পার্শ্ববর্তী একটি দেশে বেড়াতে গেল। দেশটির সাথে বাংলাদেশের অর্থনীতির অনেকটা মিল থাকলেও ভিন্নতা রয়েছে। সেদেশে কৃষি, শিল্প ও অবকাঠামোর উন্নয়ন ঘটছে। যদিও বেকারত্ব ও জনসংখ্যাধিক্য রয়েছে।

৩৪১. উক্ত দেশটি কোন ধরনের দেশ? (প্রয়োগ)
[ক] উন্নত
[খ] অনুন্নত
✅ উন্নয়নশীল
[ঘ] স্বল্পোন্নত

৩৪২. উক্ত দেশের সাথে বাংলাদেশের পার্থক্য-
i. বৈদেশিক সাহায্য নির্ভরতা বৃদ্ধি
ii. কারিগরি শিক্ষা
iii. মাথাপিছু আয় বৃদ্ধি

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘উন্নত ও উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক
◈ কোনো দেশের আয়ের উৎস আর আমদানি ব্যয়ের খাতই হচ্ছে- রপ্তানি।
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার হচ্ছে- যুক্তরাষ্ট্র।
◈ ২০১১-১২ অর্থবছরে দেশের মোট আমদানির শতকরা- ১৮. ১৩ ভাগ চীন থেকে এসেছে।
◈ বাণিজ্যের- ২টি দিক রয়েছে।
◈ অর্থনৈতিক উন্নয়নের মাত্রা অনুসারে বাংলাদেশ- স্বল্পোন্নত দেশের অন্তর্ভুক্ত।
◈ SAARC এর পূর্ণপরূপ- South Asian Association for Regional Cooperation.
◈ আই এম এফ- ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড।
◈ এডিবি- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।
◈ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের সাহায্যদাতা দেশ হিসেবে উল্লেখযোগ্য হচ্ছে- জাপান।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৪৩. অর্থনৈতিক উন্নয়নের মাত্রা অনুসারে বাংলাদেশ কোন দেশের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
✅ স্বল্পোন্নত
[খ] উন্নত
[গ] উচ্চ আয়ের
[ঘ] উন্নয়নশীল

৩৪৪. শিক্ষায় জেন্ডার সমতা, মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস পেয়েছে। এ কোন ধরনের দেশের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
✅ উন্নয়নশীল
[খ] উন্নত
[গ] স্বল্পোন্নত
[ঘ] অনুন্নত

৩৪৫. কোন অঞ্চলের দেশগুলো মধ্য আয়ের দেশ? (জ্ঞান)
[ক] এশিয়া
[খ] ইউরোপ
[গ] আমেরিকা
✅ আফ্রিকা

৩৪৬. বাণিজ্যের কয়টি দিক রয়েছে? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৪
[ঘ] ৫

৩৪৭. যেকোনো দেশের আয়ের উৎস কোনটি? (জ্ঞান)
✅ রপ্তানি
[খ] আমদানি
[গ] শিক্ষা
[ঘ] শিল্প

৩৪৮. বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কেমন? (অনুধাবন)
✅ রপ্তানি < আমদানি
[খ] রপ্তানি > আমদানি
[গ] রপ্তানি = আমদানি
[ঘ] রপ্তানি ≠ আমদানি

৩৪৯. বাংলাদেশ উলে­খযোগ্যভাবে কোনটি রপ্তানি করে? (অনুধাবন)
✅ জনশক্তি
[খ] বস্ত্র
[গ] পাট
[ঘ] হিমায়িত চিংড়ি

৩৫০. ২০১১-১২ অর্থবছরে সিঙ্গাপুর থেকে শতকরা কত ভাগ আমদানি করা হয়েছে? (জ্ঞান)
[ক] ৪. ৭৫
✅ ৪. ৮১
[গ] ৫. ০৫
[ঘ] ৬. ০৬

৩৫১. বাংলাদেশ যেসব দেশ থেকে আমদানি করে সেগুলোর মধ্যে চতুর্থ কোন দেশ? (অনুধাবন)
[ক] ভারত
[খ] পাকিস্তান
✅ দক্ষিণ কোরিয়া
[ঘ] জাপান

৩৫২. এডিবি-এর পূর্ণরূপ কোনটি? (জ্ঞান)
[ক] এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ব্যাংক
[খ] এশিয়ান ডেভেলপার’স ব্যাংক
[গ] এশিয়ান ডেভেলপার’স ব্যাংক
✅ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৫৩. বাংলাদেশের পণ্য রপ্তানি হয়- (অনুধাবন)
i. যুক্তরাজ্য
ii. যুক্তরাষ্ট্র
iii. জার্মানি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫৪. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে- (অনুধাবন)
i. চিংড়ি
ii. কাঁচা পাট
iii. তৈরি পোশাক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের টেবিলটি লক্ষ কর এবং ৩৫৫ ও ৩৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
X ভুটান নেপাল শ্রীলঙ্কা
Y ADB IMR IDA

৩৫৫. X ছকের দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক কী? (প্রয়োগ)
✅ রপ্তানি
[খ] আমদানি
[গ] ঋণ ও অনুদান গ্রহণ
[ঘ] ঋণ ও অনুদান প্রদান

৩৫৬. Y ছকের সংস্থাগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক- (উচ্চতর দক্ষতা)
i. সার্কুভুক্ত সম্পর্ক
ii. ঋণ গ্রহণ
iii. অনুদান গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
Post a Comment (0)
Previous Post Next Post