SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১০ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
দশম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 Bangladesh and Global Studies Guide and SSC Exam Preparation
Bangladesh and Global Studies Chapter-10
Bangladesh and Global Studies
MCQ
Question and Answer pdf download

জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা

১. সমষ্টিগত সম্পদ নিচের কোনটি?
[ক] ঘরবাড়ি
[খ] সাগর
[গ] কলকারখানা
✅ বনাঞ্চল

২. উপরের কোন বৃত্তে ব্যক্তিগত সম্পদ রয়েছে?
✅ ১
[খ] ২
[গ] ১ ও ২
[ঘ] ২ ও ৩

৩. মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলো-
i. সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা ও সরকারি খাতের প্রাধান্য
ii. কোনো দ্রব্য কী পরিমাণ উৎপাদিত হবে সরকার কর্তৃক স্থিরকৃত থাকে
iii. একক উৎপাদনকারী হিসেবে একক ব্যবস্থার প্রচলন

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] i ও ii
[গ] iii
[ঘ] i ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
গাজীপুর জেলার বকুলপুর গ্রামের তানভীর লক্ষ করলেন কতিপয় লোক বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে। তানভীর গ্রামের লোকজনের সহায়তায় গাছ কাটার সঙ্গে জড়িত লোকদের ধরে পুলিশের হাতে তুলে দেন।

৪. তানভীরের কাজটি জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধের কোন ধরনের উদ্যোগ?
[ক] ব্যক্তিগত
[খ] রাষ্ট্রীয়
✅ সমষ্টিগত
[ঘ] আন্তর্জাতিক

৫. উক্ত উদ্যোগটি গ্রহণের ফলে-
i. জাতীয় সম্পদ রক্ষা পাবে
ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে
iii. কর্মসংস্থান সৃষ্টি করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] ii ও iii

বাংলাদেশ ও বিশ্বপরিচয় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. অর্থনীতির ভাষায় নিচের কোনটি সম্পদ?
✅ ফসলি জমি
[খ] কালিবিহীন কলম
[গ] সূর্যের আলো
[ঘ] নদীর পানি

২. রহিম একটি পোলট্রি ফার্মে কর্মরত। তার অর্জিত আয় অর্থনীতিতে কী হিসেবে বিবেচিত হবে?
[ক] খাজনা
✅ মজুরি
[গ] সুদ
[ঘ] মুনাফা

৩. প্রযুক্তি কোন ধরনের সম্পদ?
✅ জাতীয়
[খ] আন্তর্জাতিক
[গ] সমষ্টিগত
[ঘ] ব্যক্তিগত

৪. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ কার মালিকানাধীন?
✅ ব্যক্তির
[খ] রাষ্ট্রের
[গ] সমাজের
[ঘ] রাষ্ট্র ও সমাজের

৫. উন্নত দেশের মাথাপিছু আয়-
✅ খুব বেশি
[খ] খুব কম
[গ] মধ্যম
[ঘ] নিচু মানের

৬. দেশের সার্বিক উন্নয়ন অর্জনের জন্য বর্তমান সরকার পরিকল্পিত উন্নয়নের যে উদ্যোগটি নিয়েছে, তা হলো-
[ক] ভিশন-২০২০
✅ ভিশন-২০২১
[গ] ভিশন-২০২২
[ঘ] ভিশন-২০২৩

৭. বৈজ্ঞানিক আবিষ্কার কোন ধরনের সম্পদ?
[ক] ব্যক্তিগত
✅ আন্তর্জাতিক
[গ] সমষ্টিগত
[ঘ] রাষ্ট্রীয়

৮. বর্তমান বিশ্বে কত প্রকার অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে?
[ক] সাত প্রকার
[খ] ছয় প্রকার
[গ] পাঁচ প্রকার
✅ চার প্রকার

৯. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?
[ক] উৎপাদনের উপকরণসমূহ রাষ্ট্রীয় মালিকাধীন
[খ] উৎপাদনের উপকরণসমূহ ব্যক্তিমালিকানাধীন
✅ উৎপাদকের উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই
[ঘ] প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়

১০. অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

১১. নিচের কোনটি সমষ্টিগত সম্পদ?
[ক] গাড়ি
[খ] ঘরবাড়ি
[গ] কলকারখানা
✅ নদনদী

১২. হস্তান্তরযোগ্যতা কী?
[ক] চাহিদার তুলনায় যোগানের সীমাবদ্ধতা
[খ] কোনো দৃশ্যমান বস্তু
✅ একজনের নিকট হতে বস্তুটি আরেকজনের পাওয়ার সম্ভাব্যতা
[ঘ] কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা

১৩. অর্থনীতিতে ভূমি বলতে কোনটিকে বোঝায়?
[ক] মাটি বা সমতল ভূমিকে
[খ] জমি যা ব্যবহৃত হয় ফসল ফলানোর জন্য
[গ] একমাত্র উর্বর জমিকে
✅ সকল প্রাকৃতিক সম্পদকে

১৪. প্রকৃত অর্থে কোন বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে, তার কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে?
[ক] দুইটি
[খ] তিনটি
✅ চারটি
[ঘ] পাঁচটি

১৫. কোনটিকে মুক্ত বাজার অর্থনীতি বলা হয়?
[ক] সমাজতান্ত্রিক
[খ] মিশ্র
[গ] ইসলামি
✅ ধনতান্ত্রিক

১৬. নিচের কোনটি সমষ্টিগত সম্পদ?[ব. বো. ’১৫]
[ক] ঘরবাড়ি
✅ বনাঞ্চল
[গ] সাগর
[ঘ] কলকারখানা

১৭. নিচের কোনটি আন্তর্জাতিক সম্পদ?
✅ সাগর-মহাসাগর
[খ] নদনদী
[গ] শিল্প প্রতিষ্ঠান
[ঘ] বাড়িঘর

১৮. ঢাকার রেলপথ কোন ধরনের সম্পদ?
[ক] সামাজিক সম্পদ
✅ সমষ্টিগত সম্পদ
[গ] আন্তর্জাতিক সম্পদ
[ঘ] ব্যক্তিগত সম্পদ

১৯. শাকিল একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তার এই ফ্যাক্টরির যন্ত্রপাতি উৎপাদনের কোন ধরনের উপাদান?
[ক] ভূমি
[খ] শ্রম
✅ মূলধন
[ঘ] সংগঠন

২০. কোন অর্থব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র?
[ক] ধনতান্ত্রিক
✅ সমাজতান্ত্রিক
[গ] মিশ্র
[ঘ] ইসলামি

২১. ব্যক্তি বা বেসরকারি খাতের প্রাধান্য থাকে কোন অর্থব্যবস্থায়?
[ক] সামন্ততান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] ইসলামি
✅ মিশ্র

২২. কোনটি সম্পদের বৈশিষ্ট্য?
✅ অপ্রাচুর্য
[খ] চাহিদা
[গ] অভাব
[ঘ] ঘরবাড়ি

২৩. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে না?
[ক] ধনতান্ত্রিক
✅ সমাজতান্ত্রিক
[গ] মিশ্র অর্থনীতি
[ঘ] ইসলামি অর্থনীতি

২৪. কোন অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তি উৎপাদনে পূর্ণ স্বাধীনতা ভোগ করে?
[ক] মিশ্র অর্থনীতি
✅ ধনতান্ত্রিক
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] ইসলামি অর্থব্যবস্থা

২৫. উৎপাদনের জন্য কয়টি উপাদান আবশ্যক?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

২৬. কোনটি সম্পদের বৈশিষ্ট্য?
✅ অপ্রাচুর্য
[খ] চাহিদা
[গ] অভাব
[ঘ] ভোগ

২৭. কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
✅ উপযোগ
[খ] ভোগ
[গ] চাহিদা
[ঘ] যোগান

২৮. অপ্রাচুর্য কী?
✅ চাহিদার তুলনায় যোগান কম
[খ] চাহিদার তুলনায় যোগান বেশি
[গ] চাহিদা ও যোগান সমান
[ঘ] অভাব পূরণের ক্ষমতা

২৯. একজন শিল্পীর প্রতিভা কোন ধরনের সম্পদের অন্তর্ভুক্ত?
[ক] জাতীয়
[খ] আন্তর্জাতিক
[গ] সমষ্টিগত
✅ ব্যক্তিগত

৩০. রুনা লায়লা গান গেয়ে প্রচুর অর্থ উপার্জন করেন। তার গানের কণ্ঠ কোন ধরনের সম্পদ?
[ক] জাতীয়
✅ ব্যক্তিগত
[গ] সমষ্টিগত
[ঘ] জনগণের

৩১. যে সম্পদের ওপর সকল নাগরিকের সমান অধিকার ও দায়িত্ব রয়েছে তাকে কোন ধরনের সম্পদ বলে?
[ক] ব্যক্তিগত
✅ সমষ্টিগত
[গ] জাতীয়
[ঘ] আন্তর্জাতিক

৩২. মেহেদি সাহেবের নতুন বাড়িতে ওয়াসা থেকে পানি সংযোগ নেওয়া হয়েছে। এখানে ওয়াসার সংযোগ থেকে প্রাপ্ত পানি কোন ধরনের সম্পদ?
✅ জাতীয়
[খ] ব্যক্তিগত
[গ] সামাজিক
[ঘ] রাজনৈতিক

৩৩. বিশেষ কোনো রাষ্ট্রের মালিকানাধীন নয় এমন সম্পদকে কী বলে?
[ক] জাতীয় সম্পদ
[খ] সমষ্টিগত সম্পদ
✅ আন্তর্জাতিক সম্পদ
[ঘ] ব্যক্তিগত সম্পদ

৩৪. প্রযুক্তি কোন ধরনের সম্পদ?
[ক] ব্যক্তিগত
[খ] সমষ্টিগত
[গ] জাতীয়
✅ আন্তর্জাতিক

৩৫. জাতীয় সম্পদের উৎস কয়টি?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৩৬. রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক ও উৎপাদিত সম্পদ কোন ধরণের সম্পদের অন্তর্গত?
[ক] ব্যক্তিগত
[খ] সমষ্টিগত
✅ জাতীয়
[ঘ] আন্তর্জাতিক

৩৭. বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানকে কী বলে?
[ক] সুষম বণ্টন
[খ] তদারকীকরণ
✅ সংরক্ষণ
[ঘ] নিবিড় পর্যবেক্ষণ

৩৮. সংরক্ষিত বনাঞ্চলের গাছকাটা কোনটির শামিল?
[ক] ব্যক্তিগত সম্পদের ক্ষতিসাধন
✅ জাতীয় সম্পদের ক্ষতিসাধন
[গ] সম্পদের অপচয় করা
[ঘ] পরিবেশের ভারসাম্য নষ্ট করা

৩৯. একজন কাঠমিস্ত্রি কাঠ কেটে মঞ্চ তৈরি করে। অর্থনীতির ভাষায় এটা কী?
[ক] ভূমি
✅ উৎপাদন
[গ] সংগঠন
[ঘ] মূলধন

৪০. শ্রমিক উৎপাদনের জন্য কোনটি লাভ করে?
[ক] পণ্য
[খ] সুদ
✅ মজুরি
[ঘ] মুনাফা

৪১. উৎপাদনের উৎপাদিত উপাদানকে কী বলে? [চট্টগ্রাম কলেজিয়েট স্কুল]
[ক] সুদ
✅ মূলধন
[গ] শ্রম
[ঘ] উপযোগ

৪২. সংগঠন কয়টি উপাদানের সমষ্টি?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৪৩. উৎপাদিত সম্পদ উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কী বলে?
[ক] ভোগ
✅ বণ্টন
[গ] মজুরি
[ঘ] মুনাফা

৪৪. কোন ধারাটি সঠিক?
[ক] অভাব → উৎপাদন → প্রচেষ্টা → বণ্টন → ভোগ
[খ] উৎপাদন → অভাব → বণ্টন → ভোট → প্রচেষ্টা
✅ অভাব → প্রচেষ্টা → উৎপাদন → বণ্টন → ভোগ
[ঘ] উৎপাদন → বণ্টন → ভোগ → প্রচেষ্টা → অভাব

৪৫. অভাব → ? উৎপাদন → বণ্টন → ভোগ ‘?’ চিহ্নিত স্থানে কী হবে?
[ক] চাহিদা
[খ] অর্থ
✅ প্রচেষ্টা
[ঘ] উপযোগ

৪৬. গ্রামের মানুষ এখানে কাজ করে মজুরি পাচ্ছে। কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে সার বীজ কিনেছে। এ বছর তার জমিতে বিভিন্ন রকম সবজির ভালো ফলন হয়েছে। এখানে সজলের ভূমিকায় উৎপাদনের কোন উপাদানকে ইঙ্গিত করা হয়েছে?
[ক] শ্রম
[খ] মূলধন
[গ] ভূমি
✅ সংগঠন

৪৭. সংগঠনকে কোনটি দেওয়া হয়?
[ক] সুদ
[খ] মজুরি
[গ] খাজনা
✅ মুনাফা

৪৮. কোন অর্থব্যবস্থায় ব্যক্তি তার সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে?
✅ ধনতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] মিশ্র
[ঘ] ইসলামি

৪৯. উদ্যোগ গ্রহণের স্বাধীনতা রয়েছে কোন অর্থনৈতিক ব্যবস্থায়?
✅ ধনতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] মিশ্র
[ঘ] ইসলামি

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১০

৫০. রায়হানের দেশে সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যেই উৎপাদনকারী উৎপাদন করে। তার দেশে উৎপাদনকারী এবং ভোক্তা উভয়ই স্বাধীনভাবে কাজ করতে পারে। রায়হানের দেশের অর্থব্যবস্থার নাম কী?
✅ ধনতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] ইসলামি
[ঘ] মিশ্র

৫১. মুক্ত বাজার অর্থনীতি বলা হয় কোন অর্থনৈতিক ব্যবস্থাকে?
[ক] সমাজতান্ত্রিক
✅ ধনতান্ত্রিক
[গ] মিশ্র
[ঘ] ইসলামি

৫২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্যের উৎপাদন, বণ্টন, ভোগ সবই কোন দুটি সম্পর্কের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া দ্বারা পরিচালিত হয়?
✅ চাহিদা ও যোগান
[খ] যোগান ও ভোগ
[গ] দ্রব্য ও যোগান
[ঘ] মূলধন ও যোগান

৫৩. কোন অর্থব্যবস্থায় দ্রব্য উৎপাদনে অবাধ প্রতিযোগিতার সৃষ্টি হয়?
✅ ধনতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] মিশ্র [ক] ইসলামি

৫৪. শ্রমিক শোষণ লক্ষ করা যায় কোন অর্থব্যবস্থায়?
[ক] সমাজতান্ত্রিক
[খ] ইসলামি
[গ] সামন্ততান্ত্রিক
✅ ধনতান্ত্রিক

৫৫. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মুনাফার গ্রহীতা কে?
[ক] সরকার
[খ] শ্রমিক
[গ] ভোক্তা
✅ উদ্যোক্তা

৫৬. সম্পদের রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত কোন অর্থব্যবস্থায়?
[ক] ধনতান্ত্রিক
[খ] পুঁজিবাদী
✅ সমাজতান্ত্রিক
[ঘ] মিশ্র

৫৭. সামিরার দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য জনগণের সর্বাধিক কল্যাণ সাধন। এটি কোন অর্থব্যবস্থা নির্দেশ করে?)
[ক] ধনতান্ত্রিক
✅ সমাজতান্ত্রিক
[গ] মিশ্র
[ঘ] ইসলামি

৫৮. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানার সুযোগ নেই?
[ক] ধনতান্ত্রিক
[খ] মিশ্র
✅ সমাজতান্ত্রিক
[ঘ] ইসলামি

৫৯. বেকারত্ব থাকে না কোন অর্থব্যবস্থায়?
[ক] মিশ্র
[খ] ইসলামি
[গ] ধনতান্ত্রিক
✅ সমাজতান্ত্রিক

৬০. সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান ঘটে কোথায়?
[ক] সরকারি ব্যবস্থানায়
[খ] ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়
[গ] সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়
✅ মিশ্র অর্থব্যবস্থায়

৬১. মিশ্র অর্থব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারিত হয় কীভাবে?
[ক] ক্রেতা-বিক্রেতার প্রতিযোগিতার মাধ্যমে
✅ দ্রব্যের চাহিদা ও যোগানের মাধ্যমে
[গ] সরকার নির্ধারিত
[ঘ] ব্যক্তির নিজস্ব চাহিদা অনুযায়ী

৬২. প্রাচীন বাংলায় কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল?
[ক] সমাজতান্ত্রিক
[খ] মিশ্র
[গ] ধনতান্ত্রিক
✅ সামন্ততান্ত্রিক

৬৩. ভূস্বামী এবং তার সম্পত্তির নিরাপত্তার জন্য কী থাকত?
[ক] নিরাপত্তা বাহিনী
[খ] সৈন্যবাহিনী
✅ লাঠিয়াল বাহিনী
[ঘ] পুলিশ বাহিনী

৬৪. পাকিস্তান আমলে বাংলাদেশে কোন অর্থব্যবস্থা প্রচলিত ছিল?
[ক] সমাজতান্ত্রিক
✅ ধনতান্ত্রিক
[গ] মিশ্র
[ঘ] ইসলামি

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৫. মিশ্র অর্থ ব্যবস্থায়-
i. সম্পদের সুষ্ঠু বণ্টন ঘটে
ii. আয় বৈষম্য দেখা যায়
iii. শ্রমিক শোষণ বিদ্যমান

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. শুধু ব্যক্তিগত প্রচেষ্টা দ্বারা অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় না-
i. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়
ii. মিশ্র অর্থব্যবস্থায়
iii. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৭. কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি কোন সম্পদের উদাহরণ?
i. ব্যক্তিগত
ii. সমষ্টিগত
iii. জাতীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii

৬৮. জাতীয় সম্পদ রক্ষায় নাগরিকদের করণীয় হলো-
i. সম্পদের সুষ্ঠু ব্যবহার করা
ii. রাষ্ট্রের আইন ভঙ্গ করা
iii. সম্পদের অপচয় করা

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও iii

৬৯. উৎপাদনের ক্ষেত্রে যেসব পারিতোষিক দেওয়া হয় সেগুলো হলো-
i. খাজনা ও মজুরি
ii. সুদ ও মুনাফা
iii. সম্পদ ও মুনাফা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৭০. জাতীয় উৎপাদনের মধ্যে অন্তভর্ুৃক্ত হবে-
i. বিদেশে বসবাসকারী দেশি নাগরিকের আয়
ii. দেশে কর্মরত বিদেশি নাগরিকের আয়
iii. বিদেশে অবস্থানরত দেশি সংস্থার আয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৭১. ব্যক্তিগত সম্পদ হলো-
i. বাড়িঘর
ii. নদনদী
iii. প্রতিভা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২. জাতীয় সম্পদের অপচয়রোধে আমাদের করণীয় হলো-
i. প্রশিক্ষণ নেওয়া
ii. ব্যবহারে মিতব্যয়িতা অবলম্বন করা
iii. প্রচারণায় অংশগ্রহণ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৩. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়-
i. শ্রমিক প্রাপ্যের চেয়ে কম মজুরি পায়
ii. পুঁজিপতি ও উদ্যোক্তা প্রাপ্যের চেয়ে বেশি অর্থ উপার্জন করে
iii. সমাজের অধিকাংশ সম্পদ ক্ষুদ্র জনগোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৪. ধনতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে-
i. অবাধ প্রতিযোগিতা
ii. ভোক্তার স্বাধীনতা
iii. সর্বাধিক মুনাফা অর্জন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৫. মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার সরকারি ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ হলো-
i. শ্রমিকরা সাধারণত ন্যায্য মজুরি পায়
ii. সম্পদের সুষম বণ্টন হয়
iii. মুনাফা অর্জনের উদ্দেশে পরিচালিত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. সকল অর্থনৈতিক কার্য্যাবলির মুল উদ্দেশ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন। এ বৈশিষ্ট্যটি-
i. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার
ii. মিশ্র অর্থব্যবস্থার
iii. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৭ ও ৭৮ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হাসান ‘H’ রাষ্ট্রের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে একটি পোশাকশিল্প কারখানা স্থাপন করেন। তিনি জানেন যে, তার দেশে উৎপাদনের ক্ষেত্রে সরকারের কোনো বিধি-নিষেধ নেই। [কু. বো. ’১৬]

৭৭. অনুচ্ছেদে কোন অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে?
✅ ধনতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] মিশ্র
[ঘ] ইসলামিক

৭৮. উৎপাদন কাজে নিয়োজিত অর্থকে কী বলে?
[ক] মূলধন
✅ বিনিয়োগ
[গ] সঞ্চয়
[ঘ] মুনাফা

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও :
ঢাকার রমিজ সাহেব তার পোশাক কারখানার জন্য প্রায় দশ লক্ষ টাকার নতুন কিছু মেশিন কিনলেন। ফলে তার কারখানায় আরও কিছু শ্রমিক নিয়োগ দিতে হয় এবং তার মুনাফা আগের চেয়েও বেড়ে যায়।

৭৯. রমিজ সাহেবের দশ লক্ষ টাকা ব্যয়কে অর্থনীতির ভাষায় কী বলে?
[ক] বিনিয়োগ
✅ মূলধন
[গ] ভূমি
[ঘ] ভোগব্যয়

৮০. রমিজ সাহেবের এ ধরনের ব্যয়ের ফলে-
i. দেশের মোট জাতীয় ব্যয় বৃদ্ধি পাবে
ii. শ্রমিক শোষণ বেড়ে যাবে
iii. জনগণের জীবনযাত্রার মান বাড়বে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও :
কুমিল্লা জেলার সাদিপুর গ্রামের সফিক সাহেব লক্ষ করলেন কতিপয় লোক বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে। সফিক সাহেব গ্রামের লোকজনের সহায়তায় গাছ কাটার সঙ্গে জড়িত লোকদের ধরে পুলিশের হাতে তুলে দেন।

৮১. সফিক সাহেবের কাজটি জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধের কোন ধরনের উদ্যোগ?
[ক] ব্যক্তিগত
✅ জাতীয়
[গ] সমষ্টিগত
[ঘ] আন্তর্জাতিক

৮২. উক্ত উদ্যোগটি গ্রহণের ফলে-
i. জাতীয় সম্পদ রক্ষা পাবে
ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে
iii. কর্মসংস্থান সৃষ্টি হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৩ এবং ৮৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শামীম ঢাকা শহরে একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। সর্বাধিক মুনাফা অর্জনের আশায়, স্বাধীনভাবে উদ্যোগ নিয়ে তিনি অবাধ প্রতিযোগিতার মাধ্যমে তার শিল্প প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি ভূমির জন্য খাজনা, মূলধনের জন্য সুদ এবং নিজ উদ্যোগের জন্য মুনাফা গ্রহণ করলেও শ্রমের মালিককে তার ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দিয়ে থাকেন।

৮৩. অর্থনৈতিক কার্য্যাবলি সম্পাদনের ক্ষেত্রে জনাব শামীম কোন পর্যায়কে ব্যাহত করেছেন?
[ক] প্রচেষ্টা
[খ] উৎপাদন
[গ] ভোগ
✅ বণ্টন

৮৪. জনাব শামীমের উদ্যোগে গঠিত শিল্প প্রতিষ্ঠানটি কোন উৎপাদন ব্যবস্থাকে ইঙ্গিত করে?
✅ ধনতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] মিশ্র
[ঘ] ইসলামি

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও :
সৌমিক এমন একটি রাষ্ট্রের নাগরিক যেখানে সম্পদের সুষম বণ্টন হয়। দেশের জনগণের আয় বৈষম্য খুবই সামান্য। সেদেশে জনগণের প্রয়োজন অনুযায়ী উৎপাদন, বণ্টন ও ভোগের কাজ সুসম্পন্ন হয় এবং সম্পদের অপচয়ও তুলনামূলক কম।

৮৫. সৌমিকের দেশটিতে নিচের কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত?
[ক] ধনতান্ত্রিক
✅ সমাজতান্ত্রিক
[গ] মিশ্র অর্থনীতি
[ঘ] ইসলামি

৮৬. উক্ত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?
i. ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ জনগণ তার উত্তরাধিকারীদের মধ্যে হস্তান্তর করতে পারে
ii. উৎপাদনের উদ্যোগ গ্রহণ ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা নেই
iii. সর্বোচ্চ উৎপাদনশীলতা ও সৃজনশীলতা অনিশ্চিত থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

বাংলাদেশ ও বিশ্বপরিচয় অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮৭. একটি দেশের উন্নতির সম্ভাবনা কোনটির ওপর বেশি নির্ভরশীল? (অনুধাবন)
✅ জাতীয় সম্পদ
[খ] ব্যক্তিগত সম্পদ
[গ] সমষ্টিগত সম্পদ
[ঘ] আন্তর্জাতিক সম্পদ

৮৮. কোনো দেশের অর্থনীতি সম্বন্ধে জানতে হলে কোনটি সম্বন্ধে জানা প্রয়োজন? (জ্ঞান)
✅ সম্পদ
[খ] ব্যবস্থাপনা
[গ] কাঠামো
[ঘ] সংগঠন

৮৯. যে পদ্ধতি, প্রক্রিয়া এবং নিয়মনীতির আওতায় কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] উৎপাদন ব্যবস্থা
✅ অর্থনৈতিক ব্যবস্থা
[গ] রাষ্ট্রীয় ব্যবস্থা
[ঘ] সামাজিক ব্যবস্থা

৯০. সাব্বির ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তার দেশের বিভিন্ন পণ্য উৎপাদন এবং তাদের বণ্টন বিষয়ে জানতে পারে। এটি নিচের কোন বিষয়কে সমর্থন করে? (প্রয়োগ)
[ক] রাজনীতি
✅ অর্থনীতি
[গ] রাষ্ট্রনীতি
[ঘ] পৌরনীতি

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯১. কোনো দেশের সমৃদ্ধি নির্ভর করে সে দেশের- (অনুধাবন)
i. জাতীয় সম্পদের প্রকৃতির ওপর
ii. জাতীয় সম্পদের পরিমাপের ওপর
iii. জাতীয় সম্পদের ব্যবহারের ওপর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে হলে সে দেশের যেসব বিষয় সম্পর্কে জানতে হবে-
i. সম্পদ উৎপাদন
ii. বণ্টনের প্রক্রিয়া
iii. সম্পদের অপব্যবহার

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 জাতীয় সম্পদের ধারণা
◈ নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও সমাজের সমষ্টিগত সম্পদকে বলে- জাতীয় সম্পদ।
◈ কোনো দেশের সমৃদ্ধি নির্ভর করে সে দেশের- জাতীয় সম্পদের প্রকৃতি ও পরিমাণের ওপর।
◈ কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলে- উপযোগ।
◈ চাহিদার তুলনায় যোগানের সীমাবদ্ধ হলো- অপ্রাচুর্যতা।
◈ একজনের নিকট হতে দ্রব্য বা বস্তু অপরজনের পাওয়ার সম্ভাব্যতা হলো- হস্তান্তরযোগ্যতা।
◈ সম্পদকে ভাগ করা যায়- চার শ্রেণিতে।
◈ সমাজের সকলে সম্মিলিতভাবে যে সম্পদ ভোগ করে তা হলো- সমষ্টিগত সম্পদ।
◈ জাতীয় সম্পদের দুটি উৎস, যথা- প্রকৃতিপ্রদত্ত ও মানবসৃষ্ট।
◈ জাতির গুণবাচক বৈশিষ্ট্য- জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত।
◈ প্রাকৃতিক বনাঞ্চল, প্রাণি ও উদ্ভিদ, পানি ও খনিজ সম্পদ সবই- প্রকৃতিপ্রদত্ত জাতীয় সম্পদ।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৩. কোনো বস্তুর বাহ্যিকতা বলতে কী বোঝায়? (জ্ঞান)
[ক] বস্তুটির হস্তান্তর যোগ্যতা
[খ] বস্তুটির অদৃশ্যমানতা
[গ] বস্তুটির পরিবর্তন যোগ্যতা
✅ বস্তুটির দৃশ্যমানতা

৯৪. সম্পদকে কয়ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

৯৫. ব্যক্তিগত সম্পদ কী? (জ্ঞান)
[ক] সরকারি মালিকানাধীন সম্পদ
✅ ব্যক্তি মালিকানাধীন সম্পদ
[গ] সমাজের মালিকানাধীন সম্পদ
[ঘ] রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ

৯৬. আমাদের দেশের বিখ্যাত খেলোয়ার সাকিব-আল-হাসান। তার এই প্রতিভা কোন সম্পদের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] সমষ্টিগত
✅ ব্যক্তিগত
[গ] জাতীয়
[ঘ] আন্তর্জাতিক

৯৭. হস্তান্তরযোগ্যতা না থাকা সত্ত্বেও ব্যক্তির দক্ষতাকে কেন সম্পদ বলা হয়? (অনুধাবন)
[ক] অর্থনৈতিক মূল্য আছে
[খ] উপযোগিতা আছে
[গ] সামাজিক স্বীকৃতি আছে
✅ সম্পদ সৃষ্টির যোগ্যতা আছে

৯৮. সমাজের সকলে সম্মিলিতভাবে যে সম্পদ ভোগ করে তাকে কী বলে? (জ্ঞান)
✅ সমষ্টিগত
[খ] অর্থনৈতিক
[গ] জাতীয়
[ঘ] রাষ্ট্রীয়

৯৯. খনিজ সম্পদ কী ধরনের সম্পদ? (জ্ঞান)
[ক] আন্তর্জাতিক
[খ] রাষ্ট্রীয়
[গ] ব্যক্তিগত
✅ সমষ্টিগত

১০০. জাতীয় সম্পদের বৈশিষ্ট্য হিসেবে যৌক্তিক কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সম্পদের সমন্বয়
✅ ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদের সমন্বয়
[গ] ব্যক্তিগত এবং সামাজিক সম্পদের সমন্বয়
[ঘ] রাষ্ট্রীয় এবং সামাজিক সম্পদের সমন্বয়

১০১. রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে কী বলে? (জ্ঞান)
[ক] ব্যক্তিগত সম্পদ
✅ জাতীয় সম্পদ
[গ] সমষ্টিগত সম্পদ
[ঘ] আন্তর্জাতিক সম্পদ

১০২. জাতীয় সম্পদের প্রথম উৎস কোনটি? (অনুধাবন)
✅ প্রকৃতি প্রদত্ত
[খ] মানব সৃষ্ট
[গ] কৃত্রিম
[ঘ] রাষ্ট্র

১০৩. জাতীয় সম্পদের দ্বিতীয় উৎস কোনটি? (জ্ঞান)
[ক] প্রকৃতি প্রদত্ত
[খ] ভূমিপৃষ্ঠ
✅ মানবসৃষ্ট
[ঘ] ভূমির অভ্যন্তর

১০৪. একটি দেশের নাগরিকরা সারা বছর কোন কাজে নিয়োজিত থাকে? (অনুধাবন)
[ক] সম্পদ সরবরাহের
[খ] সম্পদ ব্যবহারের
✅ সম্পদ সৃষ্টির
[ঘ] সম্পদ সংরক্ষণের

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৫. কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে সে বস্তুর যেসব বৈশিষ্ট্য থাকতে হবে- (অনুধাবন)
i. উপযোগ
ii. অপ্রাচুর্য
iii. হস্তান্তরযোগ্যতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৬. জাতির যেসব গুণবাচক বৈশিষ্ট্য জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. কর্মদক্ষতা
ii. উদ্ভাবনী শক্তি
iii. অর্থসম্পদ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৭. আন্তর্জাতিক সম্পদের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ
ii. বিশেষ কোনো রাষ্ট্রের মালিকানাধীন নয়
iii. সকল জাতিই ভোগ করতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৮. সমষ্টিগত সম্পদ হলো- (অনুধাবন)
i. বাঁধ, পার্ক
ii. সাগর-মহাসাগর, প্রযুক্তি
iii. সরকারি হাসপাতাল, স্কুল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৯. মানবসৃষ্ট জাতীয় সম্পদ হলো- (অনুধাবন)
i. প্রাকৃতিক জলাশয়
ii. জলাশয়ে মাছ চাষ
iii. ভূমি আবাদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১০. কোনো দেশের অধিবাসীরা নতুন সম্পদ সৃষ্টি করে- (অনুধাবন)
i. প্রাকৃতিক সম্পদের রূপান্তর দ্বারা
ii. প্রাকৃতিক সম্পদের উত্তোলন দ্বারা
iii. প্রাকৃতিক সম্পদের ব্যবহার দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১১. জাতীয় সম্পদের উৎস হলো- (অনুধাবন)
i. রাষ্ট্র প্রদত্ত
ii. প্রকৃতি প্রদত্ত
iii. মানবসৃষ্ট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১২ ও ১১৩ নং প্রশ্নের উত্তর দাও :
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি থেকে গ্যাস সংযোগ নেওয়া হয়েছে অভিদের বাসায়। একটি সংযোগের জন্য মাসিক খরচ ৪৫০/- টাকা।

১১২. অভিদের প্রাপ্ত গ্যাস কোন ধরনের সম্পদ? (প্রয়োগ)
[ক] ব্যক্তিগত
[খ] আন্তর্জাতিক
✅ জাতীয়
[ঘ] রাজনৈতিক

১১৩. উক্ত সম্পদ অপব্যবহার রোধে করণীয় হলো-
i. অপ্রয়োজনীয় খরচ না করা
ii. ইচ্ছামতো খরচ করা
iii. ব্যবহারে মিতব্যয়ী হওয়া

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ
◈ সংরক্ষণের অর্থ হলো- বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান।
◈ ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ উভয়েরই সংরক্ষণ হলো- জাতীয় সম্পদ সংরক্ষণ।
◈ রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবে- সমষ্টিগত সম্পদের অধিকারী।
◈ গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ অরক্ষিত থাকলে- যথাযথ কর্তৃপক্ষকে জানানো আমাদের দায়িত্ব।
◈ সম্পদ নষ্ট হলে তা পূরণ করার ব্যবস্থা নেয়াও- সংরক্ষণ কাজের অন্তর্ভুক্ত।
◈ জাতীয় সম্পদের প্রকৃতি প্রদত্ত সম্পদের উদাহরণ হলো- খনিজসম্পদ।
◈ জাতীয় সম্পদ সংরক্ষণে নাগরিক সচেতনতা বাড়ানো যায়- গণমাধ্যমে প্রচারের দ্বারা।
◈ সংরক্ষিত বনাঞ্চল থেকে পশুপাশি শিকার করা- জাতীয় সম্পদের ক্ষতিসাধনের নামান্তর।
◈ সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত হলো- বনাঞ্চল, নদী-নালা, জলাশয় ইত্যাদি।
◈ সম্মিলিতভাবে এসব সম্পদের অধিকারী- রাষ্ট্র ও জনগণ।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৪. বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানকে কী বলে? (জ্ঞান)
✅ সংরক্ষণ
[খ] ব্যবস্থা
[গ] সতর্কতা
[ঘ] মিতব্যয়িতা

১১৫. জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে কোন ধরনের সম্পদের সংরক্ষণকে বোঝায়? (অনুধাবন)
[ক] দেশের সমষ্টিগত
✅ ব্যক্তিগত ও সমষ্টিগত
[গ] ব্যক্তিগত মালিকানাধীন
[ঘ] দেশের রাষ্ট্রীয়

১১৬. সমষ্টিগত সম্পদ ব্যবহার করা হয় কীভাবে? (অনুধাবন)
[ক] সমাজের উঁচু শ্রেণির মাধ্যমে
✅ সমাজের সকলের সম্মিলিত মাধ্যমে
[গ] সমাজের নিচু শ্রেণির মাধ্যমে
[ঘ] ক্ষমতাসীন মানুষের মাধ্যমে

১১৭. কাওসার তার বাইকটি প্রতিদিন নিজ হাতে পরিষ্কার করে এবং অনেক যত্ন সহকারে ব্যবহার করে। তার কাজটি দ্বারা কী প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
[ক] নিজ স্বার্থে পারিবারিক সম্পদ সংরক্ষণ
✅ নিজ স্বার্থে ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ
[গ] নিজ স্বার্থে রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ
[ঘ] সমষ্টিগত স্বার্থে ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ

১১৮. ব্যক্তি তার নিজস্ব সম্পদ সংরক্ষণ করে কেন? (অনুধাবন)
✅ নিজ স্বার্থে
[খ] রাষ্ট্রের স্বার্থে
[গ] সমাজের স্বার্থে
[ঘ] পরিবারের স্বার্থে

১১৯. ব্যক্তি তার সম্পদকে কী করতে তৎপর থাকে? (জ্ঞান)
[ক] বৃদ্ধি ও ক্ষতিসাধন
✅ উন্নয়ন ও বৃদ্ধি
[গ] অপচয় ও উন্নয়ন
[ঘ] উন্নয়ন ও ভোগ

১২০. প্রত্যেকেই নিজস্ব সম্পদের তত্ত্বাবধান করে কেন? (অনুধাবন)
[ক] ভোগ বাড়াতে
[খ] চাহিদা বাড়াতে
✅ অপচয় রোধ করতে
[ঘ] সচেতন থাকতে

১২১. কোন সম্পদ অতিরিক্ত ব্যয় না করার ক্ষেত্রে ব্যক্তি সর্তক থাকে? (জ্ঞান)
[ক] সমষ্টিগত
✅ ব্যক্তিগত
[গ] আন্তর্জাতিক
[ঘ] জাতীয়

১২২. রাশেদ ও তার কয়েক বন্ধু মিলে তাদের গ্রামের জলাশয়গুলো রক্ষার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিল। তাদের গৃহীত পদক্ষেপ কী নির্দেশ করে? (প্রয়োগ)
✅ সমষ্টিগত সম্পদ সংরক্ষণ
[খ] সামাজিক সচেতনতা হ্রাস
[গ] ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ
[ঘ] সামাজিক সম্পদ রক্ষণাবেক্ষণ

১২৩. রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবে কোন সম্পদের অধিকারী? (জ্ঞান)
[ক] আন্তর্জাতিক
[খ] জাতীয়
[গ] ব্যক্তিগত
✅ সমষ্টিগত

১২৪. সমষ্টিগত সম্পদ পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে কে জনগণকে সার্বিক উন্নয়ন ও কল্যাণের ব্যবস্থা গ্রহণ করে? (জ্ঞান)
[ক] সরকার
[খ] জনগণ
✅ রাষ্ট্র
[ঘ] এলাকার সবাই

১২৫. রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের জন্য সরকারের কী ব্যবস্থা রয়েছে? (জ্ঞান)
[ক] সমষ্টিগত
✅ রাষ্ট্রীয়
[গ] সামাজিক
[ঘ] অর্থনৈতিক

১২৬. গুরুত্বপূর্ণ স্থাপনা কোনো সময় অরক্ষিত দেখলে কাকে জানাতে হবে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রীয় সরকারকে
✅ যথাযথ কর্তৃপক্ষকে
[গ] কাছের বন্ধুবান্ধবকে
[ঘ] নিকট আত্মীয়স্বজনকে

১২৭. নার্গিসরা সুন্দরবনে বেড়াতে গেলে সেখানকার কর্মকর্তারা তাদের পশুপাখি নিরোধ থেকে বিরত থাকতে বললেন। এটি কোন কাজকে সমর্থন করে? (প্রয়োগ)
[ক] ব্যক্তিগত সম্পদ রক্ষা
✅ জাতীয় সম্পদ রক্ষা
[গ] সামাজিক সম্পদ রক্ষা
[ঘ] আন্তর্জাতিক সম্পদ রক্ষা

১২৮. জাতীয় সম্পদ সংরক্ষণে নাগরিকদের সচেতন করার সর্বাধিক কার্যকর মাধ্যম কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] কর্মকর্তার তদারকি
[খ] ব্যানার
✅ গণমাধ্যম
[ঘ] শ্লোগান

১২৯. বাংলাদেশের জাতীয় সম্পদ সংরক্ষণ ও তত্ত্বাবধানের জন্য নির্ধারিত সংস্থার দায়িত্ব ও কর্তব্য কোথায় সুস্পষ্টভাবে বিবৃত থাকে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রীয় দলিলসমূহে
[খ] মন্ত্রণালয়ের দলিলসমূহে
✅ সংস্থার দলিলসমূহে
[ঘ] সংরক্ষিত দলিলসমূহে

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩০. যেসব জাতীয় সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা রক্ষী থাকে- (অনুধাবন)
i. অফিস ভবন
ii. গুরুত্বপূর্ণ স্থাপনা
iii. ব্যক্তিগত অফিস ভবন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩১. শাওনের বাবা রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক সরবরাহকৃত সম্পদ অপ্রয়োজনে খরচ না করার জন্য পরিবারের সবাইকে সচেতন করেন। তিনি যেসব সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হতে পরামর্শ দেন- (প্রয়োগ)
i. পানি
ii. বিদ্যুৎ
iii. গ্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩২. জাতীয় সম্পদ সংরক্ষণ করা যায়- (উচ্চতর দক্ষতা)
i. রাষ্ট্রীয় ব্যবস্থাসমূহ মেনে চলার মাধ্যমে
ii. নাগরিক সচেতনতার মাধ্যমে
iii. জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৩. প্রাকৃতিক সম্পদকে সমষ্টিগত সম্পদ বলার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. রাষ্ট্র পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে এগুলো সংরক্ষণ করে
ii. রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবে এসবের অধিকারী
iii. জনগণ এগুলোর ব্যবহার ও ভোগ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৪ ও ১৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
গাজীদের বাসা ঢাকায়। পানি সরবরাহের জন্য তারা ওয়াসা (ডঅঝঅ) এর ওপর সম্পূর্ণ নির্ভরশীল। পরিবারের পানির সকল প্রয়োজন সেই পানি থেকেই মিটানো হয়।

১৩৪. গাজীদের বাসায় প্রাপ্ত পানি কোন ধরনের সম্পদ? (প্রয়োগ)
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] ব্যক্তিগত
✅ জাতীয়

১৩৫. উক্ত সম্পদ সংরক্ষণে গাজীদের করণীয় হলো- (উচ্চতর দক্ষতা)
i. অপ্রয়োজনীয় খরচ না করা
ii. অপচয়রোধে সচেতন থাকা
iii. ব্যবহারে মিতব্যয়ী হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা
◈ সুন্দরভাবে বাচতে হলে প্রয়োজন- সুশৃঙ্খল ও নিরাপদ পরিবার এবং সমাজব্যবস্থা।
◈ অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ- সবসময়ই অপ্রতুল।
◈ দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হলো- উৎপাদন।
◈ উৎপাদনের উপাদান ৪টি যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন।
◈ উৎপাদিত সম্পদ উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে- বণ্টন।
◈ ভূমি, মূলধন ও শ্রমকে সমন্বিত করে উৎপাদন প্রক্রিয়া সম্পাদন করে- সংগঠন বা উদ্যোক্তা।
◈ মানুষ অর্থনৈতিক কার্য্যাবলি সম্পাদন করে- অভাব পূরণের জন্য।
◈ উৎপাদনের ক্ষেত্রে ভূমির ব্যবহারের জন্য ভূমির মালিককে দেওয়া হয়- খাজনা।
◈ যে ব্যবস্থায় মালিকানা নির্ধারণ, উৎপাদন প্রক্রিয়া, সম্পদের বণ্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে- অর্থনৈতিক ব্যবস্থা।
◈ বর্তমানে বিশ্বে অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে- ৪ ধরনের।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৬. কী থেকে অভাবের সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] ভোগ
[খ] বিলাসিতা
✅ প্রয়োজন
[ঘ] সম্পদ

১৩৭. অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ কেমন? (জ্ঞান)
[ক] অসীম
[খ] সীমাহীন
✅ অপ্রতুল
[ঘ] পর্যাপ্ত

১৩৮. মানুষ কিসের জন্য উৎপাদন করে? (অনুধাবন)
✅ অভাব পূরণ
[খ] বিলাসিতা করা
[গ] সংসার চালানো
[ঘ] ঘরবাড়ি বানানো

১৩৯. দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকে কী বলে? (জ্ঞান)
✅ উৎপাদন
[খ] উপকরণ
[গ] মূলধন
[ঘ] সংরক্ষণ

১৪০. সংগঠন কী বহন করে? (জ্ঞান)
[ক] উপকরণ
[খ] শ্রম
✅ উৎপাদনের ঝুঁকি
[ঘ] মূলধন

১৪১. যিনি সংগঠন করেন তাকে কী বলে? (জ্ঞান)
[ক] শ্রমিক
[খ] ভূমির মালিক
[গ] মূলধনের মালিক
✅ উদ্যোক্তা

১৪২. মোট উৎপাদিত সম্পদ থেকে প্রাপ্ত অর্থ কয়টি উপাদানের মধ্যে ভাগ হয়ে যায়? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

১৪৩. কয়টি অর্থনৈতিক ব্যবস্থার আওতায় বণ্টনের কাজ সমাধা হয়? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
[গ] ৩
✅ ৪

১৪৪. অর্থনৈতিক কার্য্যাবলি সম্পাদনের পর্যায় কয়টি? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

১৪৫. উৎপাদনের ক্ষেত্রে ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী দেওয়া হয়? (জ্ঞান)
[ক] সুদ
✅ খাজনা
[গ] মজুরি
[ঘ] মুনাফা

১৪৬. মুকুল প্রতিদিন সকালে জাল দিয়ে নদীতে মাছ ধরে। এ কাজে মহাজন তাকে নিয়োগ দেয়। মুকুল মহাজনের কাছ থেকে কী পায়? (প্রয়োগ)
[ক] খাজনা
[খ] সুদ
[গ] মুনাফা
✅ মজুরি

১৪৭. উৎপাদনের ক্ষেত্রে মূলধনের মালিককে কী দেওয়া হয়? (জ্ঞান)
✅ সুদ
[খ] খাজনা
[গ] মুনাফা
[ঘ] মজুরি

১৪৮. উৎপাদনের উপাদানগুলোর মধ্যে মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য বণ্টন করা কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
[ক] দেশের সরকারি ব্যবস্থার
[খ] দেশের সামাজিক অবস্থার
✅ দেশের অর্থনৈতিক ব্যবস্থার
[ঘ] দেশের ভৌগোলিক কাঠামোর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৯. অভাব বলতে বোঝায়- (অনুধাবন)
i. দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা
ii. বস্তুগত দ্রব্যের জন্য অনুভূতি
iii. অবস্তুগত দ্রব্যের জন্য অনুভূতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫০. অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে- (অনুধাবন)
i. অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক কাঠামোর সমন্বয়ে
ii. রাজনৈতিক কার্য্যাবলির সমন্বয়ে
iii. অর্থনৈতিক কার্য্যাবলির সমন্বয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫১. উৎপাদনের উপাদানসমূহের আয় বলতে বোঝায়- (অনুধাবন)
i. মজুরি
ii. মুনাফা
iii. খাজনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫২. বর্তমান বিশ্বে কার্যকর অর্থনৈতিক ব্যবস্থা- (অনুধাবন)
i. ধনতান্ত্রিক
ii. সমাজতান্ত্রিক
iii. রাজতান্ত্রিক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৩. বণ্টন ব্যবস্থা অসম হলে- (উচ্চতর দক্ষতা)
i. অর্থনৈতিক সমস্যা দেখা দেয়
ii. জীবনযাত্রার মানে কাক্সিক্ষত উন্নয়ন ঘটে না
iii. সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫৪. শ্রম নির্দেশ করে- (অনুধাবন)
i. মানুষের শারীরিক কর্মক্ষমতা
ii. মানুষের মানসিক কর্মক্ষমতা
iii. মানুষের অভাব পূরণের ক্ষমতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৫ ও ১৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
ইউসুফ সাহেব একটি স্টিল মিলের মালিক। তার মিলে বহু শ্রমিক কাজ করে। তিনি তার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করতে এবং শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদানে খুবই সচেতন।

১৫৫. ইউসুফ সাহেবের ক্রয়কৃত যন্ত্রপাতি উৎপাদনের কোন উপাদানকে নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] ভূমি
[খ] শ্রম
✅ মূলধন
[ঘ] সংগঠন

১৫৬. উক্ত উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ- (উচ্চতর দক্ষতা)
i. সরাসরি ভোগ করা যায় না
ii. উৎপাদনের উৎপাদিত উপাদান
iii. উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ
◈ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ- ব্যক্তি মালিকানাধীন।
◈ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তির রয়েছে- উদ্যোগ গ্রহণের স্বাধীনতা।
◈ ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে অনেক সময়- মুক্তবাজার অর্থনীতি বলা হয়।
◈ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় হস্তক্ষেপ প্রায় থাকে না- সরকারের।
◈ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সাধারণত থাকে- অবাধ প্রতিযোগিতা।
◈ দ্রব্য ক্রয় ও ভোগে ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে- ভোক্তার স্বাধীনতা বলে।
◈ ধনতান্ত্রিক অর্থ্যবস্থায়- ভোক্তার স্বাধীনতা থাকে।
◈ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়- সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে।
◈ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ সম্পদ কেন্দ্রীভূত থাকে- ক্ষুদ্র জনগোষ্ঠীর হাতে।
◈ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়- শ্রমিক শোষণ হয়।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫৭. উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তি মালিকানাধীন থাকে কোন অর্থব্যবস্থায়? (অনুধাবন)
[ক] সমাজতান্ত্রিক
✅ ধনতান্ত্রিক
[গ] মিশ্র
[ঘ] ইসলামি

১৫৮. উৎপাদন কাজে নিয়োজিত অর্থকে কী বলে? (জ্ঞান)
[ক] মূলধন
[খ] সঞ্চয়
✅ বিনিয়োগ
[ঘ] খরচ

১৫৯. শ্রমিককে তার ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দেওয়া হয় কেন? (অনুধাবন)
✅ উৎপাদন ব্যয় কম রাখার জন্য
[খ] উৎপাদন ব্যয় বেশি রাখার জন্য
[গ] নতুন বিনিয়োগে উৎসাহিত করার জন্য
[ঘ] দ্রব্যের মূল্য বেশি পাওয়ার জন্য

১৬০. মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগিতা ব্যবহার করার প্রক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] বিনিয়োগ
✅ ভোগ
[গ] শ্রম
[ঘ] মূলধন

১৬১. কোন অর্থব্যবস্থায় সরকারের হস্তক্ষেপ নেই বললেই চলে? (জ্ঞান)
[ক] ইসলামি
[খ] মিশ্র
✅ ধনতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক

১৬২. ভোগকারী কোনো দ্রব্য কী পরিমাণে ক্রয় ও ভোগ করবে তা কয়টি উপাদানের দ্বারা নির্ধারিত হয়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৬৩. কবির একটি বড় কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করে। প্রতি বছর তার কোম্পানি বিপুল মুনাফা অর্জন করলেও তাদের মজুরি কম। এটি কোন অর্থব্যবস্থাকে সমর্থন করে? (প্রয়োগ)
[ক] মিশ্র
[খ] ইসলামি
[গ] সামন্ত্রতান্ত্রিক
✅ ধনতান্ত্রিক

১৬৪. উৎপাদনকারীর লাভজনক খাতে অধিক বিনিয়োগের কারণ কোনটি? (অনুধাবন)
[ক] জাতীয় আয় বৃদ্ধি
[খ] দ্রব্যের মূল্য বৃদ্ধি
[গ] উৎপাদন বৃদ্ধি
✅ অধিক মুনাফা অর্জন

১৬৫. উৎপাদন ব্যয় কম রাখার জন্য কোনটি করা হয়? (অনুধাবন)
✅ শ্রমিককে তার ন্যায্য মজুরি না দেওয়া
[খ] শ্রমিককে বেশি খাটানো
[গ] নতুন বিনিয়োগে উৎসাহিত করা
[ঘ] দ্রব্যের মূল্য বেশি পাওয়ার জন্য পন্থা অবলম্বন

১৬৬. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কোন উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়? (জ্ঞান)
✅ সর্বাধিক মুনাফা অর্জন
[খ] দেশের চাহিদা মেটানো
[গ] অধিকমাত্রায় উৎপাদন
[ঘ] শ্রমিকের মজুরি প্রদান

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৭. ধনতান্ত্রিক অর্থনীতিকে অবাধ প্রতিযোগিতার বাজার বলার কারণ- (অনুধাবন)
i. উৎপাদক ও ক্রেতার মধ্যে একচেটিয়া ক্ষমতা থাকে
ii. বহুসংখ্যক উৎপাদকের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে
iii. বিক্রেতা ও ক্রেতার প্রতিযোগিতার মাধ্যমে দাম নির্ধারিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৮. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের জন্য ব্যক্তি উদ্যোগ গ্রহণ করতে পারে- (অনুধাবন)
i. গোষ্ঠীবদ্ধভাবে
ii. এককভাবে
iii. সরকারিভাবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৯. ভোক্তার স্বাধীনতা যেসব সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হয়- (অনুধাবন)
i. পছন্দ
ii. আয়
iii. দ্রব্যের বাজার মূল্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭০ ও ১৭১ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হাসমত চৌধুরী তৈরি পোশাক কারখানার মালিক। তার একাধিক সার কারখানা, রাইস ও সুগার মিল রয়েছে। তার এ সকল অর্থনৈতিক কর্মকাণ্ড তিনি নিজেই পরিচালনা করেন।

১৭০. হাসমত চৌধুরীর কর্মকাণ্ডে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিফলিত? (প্রয়োগ)
✅ ধনতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] মিশ্র
[ঘ] ইসলামিক

১৭১. হাসমত চৌধুরীর ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. সরকারি নির্দেশনা
ii. উদ্যোগ গ্রহণের স্বাধীনতা
iii. অবাধ প্রতিযোগিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ
◈ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণ- রাষ্ট্রীয় মালিকানাধীন।
◈ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ওপর- ব্যক্তিমালিকানা থাকে না।
◈ সমাজতন্ত্র হচ্ছে- সমাজের অর্থনৈতিক সংগঠন।
◈ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভূমি ও মূলধনের মালিক- সরকার।
◈ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে- সরকার।
◈ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্য উৎপাদনকারী এবং ভোগকারীর মধ্যে- স্বাধীনতার অভাব লক্ষণীয়।
◈ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়- ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই।
◈ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়- জনগণের কল্যাণ সাধনের লক্ষ্যে।
◈ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় থাকে না- বেকারত্ব।
◈ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের- সুষম বণ্টন হয়।
◈ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিকের মজুরি প্রদান এবং অন্যান্য ব্যয় নির্বাহ করে- রাষ্ট্র।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭২. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ কার মালিকানাধীন? (জ্ঞান)
✅ রাষ্ট্রের
[খ] কতিপয় সরকারি এজেন্টের
[গ] জনসাধারণের
[ঘ] কতিপয় গোষ্ঠীর

১৭৩. সমাজতন্ত্র কী? (অনুধাবন)
✅ সমাজের অর্থনৈতিক সংগঠন
[খ] সমাজের রাজনৈতিক সংগঠন
[গ] সমাজের জনগণের সংগঠন
[ঘ] সমাজের সাংস্কৃতিক সংগঠন

১৭৪. সমাজতান্ত্রিক অর্থনীতিতে দ্রব্য ও সেবা কীভাবে উৎপাদিত হয়? (অনুধাবন)
[ক] ব্যক্তিগত সিদ্ধান্তে
✅ সরকারি সিদ্ধান্তে
[গ] সমষ্টিগত সিদ্ধান্তে
[ঘ] আন্তর্জাতিক সিদ্ধান্তে

১৭৫. একজন ব্যক্তির গাড়ির প্রয়োজন। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও ব্যক্তি একটির বেশি গাড়ি কিনতে পারে না। এটি কোন অর্থব্যবস্থার উদাহরণ? (প্রয়োগ)
[ক] ইসলামি
[খ] মিশ্র
✅ সমাজতান্ত্রিক
[ঘ] ধনতান্ত্রিক

১৭৬. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কিসের আওতায় সকল অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়? (জ্ঞান)
[ক] উদ্যোক্তার পরিকল্পনার আওতায়
[খ] শ্রমিকের সংঘের আওতায়
✅ একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায়
[ঘ] সামাজিক পরিকল্পনার আওতায়

১৭৭. উৎপাদনের উদ্যোগ গ্রহণ এবং ভোগের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা নেই কোথায়? (জ্ঞান)
✅ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়
[খ] ব্যক্তিতান্ত্রিক অর্থব্যবস্থায়
[গ] সরকারি অর্থব্যবস্থায়
[ঘ] মিশ্র অর্থব্যবস্থায়

১৭৮. সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য কোনটি? (জ্ঞান)
[ক] সর্বাধিক মুনাফা অর্জন
✅ সর্বাধিক কল্যাণ সাধন
[গ] অর্থনৈতিক উন্নতি সাধন
[ঘ] সামাজিক উন্নতি সাধন

১৭৯. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভূমি ও মূলধনের মালিক কে? (জ্ঞান)
[ক] জমিদার
[খ] উদ্যোক্তা
✅ সরকার
[ঘ] পুঁজিপতি

১৮০. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভূমির খাজনা ও মূলধনের সুদ কোথায় জমা হয়? (জ্ঞান)
✅ সরকারের কোষাগারে
[খ] জমির মালিকের তহবিলে
[গ] উদ্যোক্তার কোষাগারে
[ঘ] পুঁজিপতির তহবিলে

১৮১. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূলনীতি কী? (জ্ঞান)
[ক] কাজ করার পারিশ্রমিক নির্দিষ্ট করা থাকে
[খ] প্রত্যেক শ্রমিক স্বাধীনভাবে কাজ করতে পারবে
✅ প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে
[ঘ] কাজের সুযোগ না পেলে বেকার থাকতে হয়

১৮২. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্র কীভাবে প্রত্যেকের কাজের ব্যবস্থা করে? (অনুধাবন)
[ক] মূলধনের ভিত্তিতে
[খ] চাহিদার ভিত্তিতে
[গ] শ্রমের ভিত্তিতে
✅ সামর্থ্য ও যোগ্যতার ভিত্তিতে

১৮৩. কোন অর্থব্যবস্থায় সম্পদের সুষম বণ্টন হয়? (জ্ঞান)
[ক] ধনতান্ত্রিক
[খ] মিশ্র
[গ] ইসলামি
✅ সমাজতান্ত্রিক

১৮৪. ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় অর্থব্যবস্থার লক্ষণীয় বিষয় হলো, এখানে- (উচ্চতর দক্ষতা)
[ক] বেকারত্ব প্রকট
[খ] আয় বৈষম্য সমান
[গ] শ্রমিক শোষন বিদ্যমান
✅ আয় বৈষম্য বিদ্যমান

১৮৫. কী অনুযায়ী সমাজতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদন, বণ্টন ও ভোগের কার্যক্রম সম্পন্ন হয়? (জ্ঞান)
✅ জনগণের প্রয়োজন অনুযায়ী
[খ] সরকারের চাহিদা অনুযায়ী
[গ] শ্রমিকের ইচ্ছানুযায়ী
[ঘ] সরকারের ইচ্ছানুযায়ী

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮৬. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্য্যাবলির উদ্দেশ্য- (অনুধাবন)
i. প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ
ii. জনগণের সর্বাধিক কল্যাণ সাধন
iii. সর্বাধিক মুনাফা অর্জন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৭. সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ধনতান্ত্রিক ব্যবস্থার চেয়ে আলাদা-
(উচ্চতর দক্ষতা)
i. উৎপাদিত সম্পদের বণ্টন
ii. উৎপাদনের উপাদানসমূহের মালিকানা
iii. উৎপাদন প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৮. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক বঞ্চিত হয় না। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. রাষ্ট্র উৎপাদনের অন্যান্য ব্যয় নির্বাহ করে
ii. অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র
iii. রাষ্ট্র শ্রমিকের মজুরি প্রদান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৯. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্র কর্তৃক সকল অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হওয়ার ফলে- (উচ্চতর দক্ষতা)
i. সম্পদের অপচয় কম হয়
ii. মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়
iii. সম্পদের সুষম বণ্টন সম্ভব হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯০. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিকের মজুরির মূলনীতি হলো- (অনুধাবন)
i. শ্রমিক তার কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে
ii. প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে
iii. শ্রমিকের পছন্দ অনুযায়ী দ্রব্যসামগ্রী উৎপাদিত হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯১ ও ১৯২ নং প্রশ্নের উত্তর দাও :
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর জাবেদের নিকট কয়েকজন ছাত্র রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে সাধারণ মানুষের সম্পদে অংশীদারিত্ব নিশ্চিত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। জাবেদ লক্ষ করল তাদের বক্তব্যের মূল কথা হলো ‘প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে।’

১৯১. জাবেদের নিকট কোন অর্থ ব্যবস্থার আলোচনা করা হয়েছিল? (প্রয়োগ)
[ক] ধনতান্ত্রিক
✅ সমাজতান্ত্রিক
[গ] মিশ্র
[ঘ] ইসলামি

১৯২. এ ধরনের অর্থ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] বেকারত্বের অবদান
[খ] সম্পদের অসমতা নিশ্চিতা
[গ] মিশ্র
✅ ইসলামি

💘 মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ
◈ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো- ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি অর্থব্যবস্থা।
◈ মিশ্র অর্থব্যবস্থায়- সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান লক্ষণীয়।
◈ মিশ্র অর্থনীতিতে- প্রতিযোগিতা লক্ষ করা যায়।
◈ মিশ্র অর্থ ব্যবস্থায়- সম্পত্তিতে ব্যক্তিমালিকানা ও সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা থাকে।
◈ মিশ্র অর্থব্যবস্থার মূল উদ্দেশ্য- সর্বাধিক মুনাফা অর্জন।
◈ মিশ্র অর্থব্যবস্থায়- সরকার জনসাধারণের অতিপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে একচেটিয়া ব্যবসার ওপর বিধি-নিষেধ আরোপ করতে পারে।
◈ উৎপাদনে বিপর্যয় ঘটলে এ অর্থব্যবস্থায়- সরকার যেকোনো দ্রব্যের ক্রয়-বিক্রয়ে পরোক্ষ নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।
◈ মিশ্র অর্থব্যবস্থায়- ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মতোই শ্রমিককে প্রাপ্য মজুরির কম মজুরি প্রদান করা হয়।
◈ মিশ্র অর্থব্যবস্থায়- উৎপাদনের সরকার নিয়ন্ত্রিত অংশটির উদ্দেশ্য সর্বাধিক মুনাফা অর্জন নয়, বরং সর্বাধিক সামাজিক কল্যাণ সাধন।
◈ মিশ্র অর্থব্যবস্থায়- সম্পদের সুষ্ঠু বণ্টন হয়।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯৩. ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পাশাপাশি বিশ্বে আরও কয়টি অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান আছে? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

১৯৪. মিশ্র অর্থব্যবস্থা কোন দুটি অর্থব্যবস্থার মিলিত রূপ? (জ্ঞান)
[ক] ইসলামি ও সামন্ততান্ত্রিক
✅ ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক
[গ] ধনতান্ত্রিক ও ইসলামি
[ঘ] সমাজতান্ত্রিক ও ইসলামি

১৯৫. রাষ্ট্র এবং ব্যক্তি একই সাথে মুনাফা অর্জনের জন্য অধিক উপযোগী কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] সামন্ততান্ত্রিক অর্থব্যবস্থা
✅ মিশ্র অর্থব্যবস্থা
[গ] ধনতান্ত্রিক অর্থব্যবস্থা
[ঘ] সামাজিক অর্থব্যবস্থা

১৯৬. মিশ্র অর্থব্যবস্থায় বৃহদায়তন শিল্প কোন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীনে থাকে? (জ্ঞান)
[ক] ব্যক্তিগত
✅ সরকারি
[গ] বিনিয়োগ বোর্ড
[ঘ] বেসরকারি

১৯৭. মিশ্র অর্থব্যবস্থায় মানুষের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য কোন উদ্যোগে উৎপাদিত ও সরবরাহ করা হয়? (জ্ঞান)
[ক] সরকারি
[খ] রাষ্ট্রীয়
[গ] সামাজিক
✅ ব্যক্তিগত

১৯৮. আদনান একটি পোশাকশিল্প স্থাপনের জন্য সরকারিভাবে কিছু মূলধনের যোগান পেল। এটি কোন অর্থব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
[ক] সমাজতান্ত্রিক
[খ] ধনতান্ত্রিক
[গ] সামন্ততান্ত্রিক
✅ মিশ্র

১৯৯. মিশ্র অর্থনীতিতে কোন খাতের প্রাধান্য থাকে? (জ্ঞান)
✅ বেসরকারি
[খ] সরকারি
[গ] শিল্প
[ঘ] ব্যাংকিং

২০০. ক্রেতার পছন্দ ও উদ্যোক্তার বিনিয়োগ স্থির হয় কিসের ওপর ভিত্তি করে? (জ্ঞান)
[ক] দ্রব্যের দাম ও ইচ্ছা
✅ দ্রব্যের দাম ও সামর্থ্য
[গ] দ্রব্যের দাম ও চাহিদা
[ঘ] ক্রেতার পছন্দ ও সামর্থ্য

২০১. কোন ক্ষেত্রে মুনাফা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়? (জ্ঞান)
[ক] বস্ত্রখাতে
[খ] স্বাস্থ্যখাতে
✅ পরিবহন খাতে
[ঘ] শিক্ষাখাতে

২০২. অতি প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর একচেটিয়া ব্যবস্থার ওপর বিধি-নিষেধ আরোপ করা হয় কোন অর্থব্যবস্থায়? (অনুধাবন)
[ক] ব্যক্তিতান্ত্রিক
[খ] সামন্ততান্ত্রিক
[গ] সমাজতান্ত্রিক
✅ মিশ্র

২০৩. কোন অর্থব্যবস্থায় দুর্যোগকালীন সময়ে সরকার দ্রব্যের ক্রয়-বিক্রয়ে পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারে? (জ্ঞান)
[ক] সামন্ততান্ত্রিক
[খ] ধনতান্ত্রিক
✅ মিশ্র
[ঘ] ইসলামি

২০৪. সম্পদ বা আয়ের আংশিক সুষ্ঠুবণ্টন ঘটে কোথায়? (জ্ঞান)
[ক] সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়
✅ মিশ্র অর্থব্যবস্থায়
[গ] ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়
[ঘ] সামন্ততান্ত্রিক অর্থব্যবস্থায়

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০৫. মিশ্র অর্থনীতিতে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়- (উচ্চতর দক্ষতা)
i. ব্যক্তিমুনাফা স্বীকৃত
ii. সরকারি নিয়ন্ত্রণ বিদ্যমান
iii. বেসরকারি খাতের প্রাধান্য রয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৬. মিশ্র অর্থব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণাধীনে থাকে- (অনুধাবন)
i. কৃষিপণ্য
ii. শিশুখাদ্য
iii. জীবন রক্ষাকারী ওষুধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৭. মিশ্র অর্থব্যবস্থায় যেসব অর্থনৈতিক কার্য্যাবলিতে মুনাফা অর্জনের উদ্দেশ্য প্রায় থাকেই না- (অনুধাবন)
i. ব্যক্তি পরিচালিত অর্থনৈতিক কার্য্যাবলি
ii. স্বাস্থ্যসংক্রান্ত কার্য্যাবলি
iii. শিক্ষাসংক্রান্ত কার্য্যাবলি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৮. মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়- (অনুধাবন)
i. হোটেল-রেস্তোরাঁ
ii. কাপড় ও তৈরি পোশাক
iii. অত্যাবশ্যকীয় পণ্যের বিপণন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০৯ ও ২১০ নং প্রশ্নের উত্তর দাও :
“বাংলাদেশের অর্থনীতি : অগ্রগতির পথে” শীর্ষক একটি সেমিনারে বিদেশি আলোচক বললেন, আমাদের দেশে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান যাতে সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান রয়েছে।

২০৯. বিদেশি আলোচকের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? (প্রয়োগ)
[ক] ধনতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
✅ মিশ্র অর্থনীতি
[ঘ] ইসলামি অর্থনীতি

২১০. উক্ত অর্থনৈতিক ব্যবস্থায়- (উচ্চতর দক্ষতা)
i. উদ্যোক্তা ও ভোগকারীর স্বাধীনতা থাকে
ii. ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই
iii. সম্পদের সুষম বণ্টন সম্ভব হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য
◈ ইসলাম ধর্ম- একটি পূর্ণাঙ্গ জীবনবিধান।
◈ ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে- পবিত্র কুরআন ও হাদিসসমূহের ওপর ভিত্তি করে।
◈ ইসলামি অর্থব্যবস্থা- মানুষের জীবনের সার্বিক বিষয় আলোচনা করে।
◈ ইসলামি অর্থব্যবস্থায়- ব্যক্তিগত মালিকানা এবং ব্যক্তিগত সম্পদ ভোগের স্বাধীনতা স্বীকৃত।
◈ ইসলামি অর্থ্যব্যবস্থা পরিচালনার মূল হলো- শরিয়তের বিধান।
◈ ইসলামি অর্থব্যবস্থায়- যাকাত ব্যবস্থা বিদ্যমান।
◈ ইসলামি অর্থব্যবস্থায়- সুদ লেনদেন হারাম বা নিষিদ্ধ।
◈ এ অর্থব্যবস্থায়- শ্রমিক ন্যায্য পাওনা যথাসময়ে লাভ করে।
◈ ইসলামি অর্থব্যবস্থায় অনুসরণ করা হয়- শোষণহীন উৎপাদন প্রক্রিয়া।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১১. কোন ধর্মে মানুষের জীবনের প্রতিটি ক্রিয়াকলাপের দিকনির্দেশনা দেওয়া আছে? (জ্ঞান)
[ক] খ্রিষ্টান
[খ] বৌদ্ধ
✅ ইসলাম
[ঘ] হিন্দু

২১২. মানুষের যতরকম নীতি, নিয়মকানুন, আইনি কাঠামো ও নির্দেশনা প্রয়োজন কোন ধর্মে তার সবকিছুরই সন্নিবেশ ঘটেছে? (জ্ঞান)
[ক] হিন্দু
✅ ইসলাম
[গ] খ্রিষ্টান
[ঘ] বৌদ্ধ

২১৩. ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি কোনটি? (জ্ঞান)
✅ পবিত্র কুরআন
[খ] দার্শনিকদের মতবাদ
[গ] প্রাকৃতিক সম্পদ
[ঘ] দেশের সংবিধান

২১৪. কোন অর্থব্যবস্থা মানুষের জীবনের সামগ্রিক আলোচনা করে? (জ্ঞান)
[ক] মিশ্র
✅ ইসলামি
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] পুঁজিবাদী

২১৫. চৌধুরী সাহেবের মৃত্যুর পর তার ছেলে মেহেদি উত্তরাধিকারসূত্রে তার সম্পদের মালিক হন। সম্পদের মালিকানার এ ব্যবস্থাটি কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? (প্রয়োগ)
[ক] মিশ্র
✅ ইসলামি
[গ] ধনতান্ত্রিক
[ঘ] সামন্ততান্ত্রিক

২১৬. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি তার সম্পদ উত্তরাধিকারীদের নিকট হস্তান্তর করতে পারে? (জ্ঞান)
[ক] ব্যক্তিতান্ত্রিক
[খ] ধনতান্ত্রিক
✅ ইসলামি
[ঘ] মিশ্র

২১৭. ইসলামি অর্থব্যবস্থায় অর্থনৈতিক এবং অন্যান্য সকল কার্য্যাবলি কীভাবে পরিচালিত হয়? (জ্ঞান)
[ক] একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায়
[খ] সরকারের আওতায়
✅ শরিয়তের বিধান অনুসারে
[ঘ] শ্রমিকদের প্রয়োজন অনুসারে

২১৮. ইসলাম ধর্মের মূলস্তম্ভ কয়টি? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৫
[ঘ] ৬

২১৯. কোন ধরনের দ্রব্য ও সেবা উৎপাদন নিশ্চিত করা ইসলামি অর্থব্যবস্থার লক্ষ্য? (জ্ঞান)
✅ হালাল
[খ] হারাম
[গ] বিলাসজাত
[ঘ] নিত্যপ্রয়োজনীয়

২২০. ইসলামি অর্থব্যবস্থায় কোন ধরনের উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা হয়? (জ্ঞান)
[ক] মুনাফাভিত্তিক
✅ শোষণহীন
[গ] শোষণমূলক
[ঘ] সুদভিত্তিক

২২১. বিশিষ্ট শিল্পপতি মেহরাজ হাবিবের নিকট নির্দিষ্ট সময়ব্যাপী নির্ধারিত পরিমাণ সম্পদ থাকে। তিনি এর একটি নির্ধারিত অংশ গরিব মানুষদের মাঝে বণ্টনের ব্যবস্থা করেন। তার এ ব্যবস্থাকে ইসলামি অর্থব্যবস্থায় কী বলা হয়? (প্রয়োগ)
[ক] সদকা
✅ যাকাত
[গ] দান
[ঘ] পাওনা

২২২. ইসলামি অর্থব্যবস্থায় ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী নির্ধারিত পরিমাণ অর্থ থাকলে তার একটি নির্ধারিত অংশ কাদের মধ্যে বণ্টনের ব্যবস্থা রয়েছে? (জ্ঞান)
[ক] বাবা-মার
[খ] সন্তানদের
✅ দরিদ্র জনগণের
[ঘ] ধনীদের

২২৩. যাকাত কাদের জন্য দেয়া বাধ্যতামূলক? (জ্ঞান)
[ক] মুসলিমদের
[খ] অমুসলিমদের
[গ] গরিবদের
✅ সম্পদশালী মুসলিমদের

২২৪. মূলধনের জন্য সুদ প্রদানের ব্যবস্থা নেই কোন ধরনের অর্থব্যবস্থায়? (অনুধাবন)
[ক] সমাজতান্ত্রিক
✅ ইসলামি
[গ] ধনতান্ত্রিক
[ঘ] মিশ্র

২২৫. কোন অর্থব্যবস্থায় সুদ লেনদেন হারাম? (জ্ঞান)
✅ ইসলামি
[খ] মিশ্র
[গ] ধনতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক

২২৬. মালেক সুদ গ্রহণ করে না। কারণ তার ধর্মে এটি একটি হারাম কাজ। মালেক কোন অর্থনৈতিক ব্যবস্থা অনুসরণ করে? (প্রয়োগ)
✅ ইসলামি
[খ] ধনতান্ত্রিক
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] মিশ্র

২২৭. কোন অর্থব্যবস্থায় শ্রমিকের ন্যায্য পাওনা যথাসময়ে পরিশোধ করা হয়? (জ্ঞান)
[ক] ধনতান্ত্রিক
[খ] সামন্ততান্ত্রিক
[গ] মিশ্র
✅ ইসলামি

২২৮. কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদিত সম্পদের সুষ্ঠু বণ্টন সম্ভব হয়?
(অনুধাবন)
[ক] ধনতান্ত্রিক
✅ ইসলামি
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] মিশ্র

২২৯. ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে কোনটি পরিলক্ষিত হয়? (উচ্চতর দক্ষতা)
✅ সাম্যের নীতি অনুসরণ
[খ] শোষণমূলক ব্যবস্থা
[গ] সম্পদের রাষ্ট্রীয় মালিকানা
[ঘ] সুদভিত্তিক ব্যবস্থা

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩০. ইসলামি ব্যাংক ব্যবস্থায় ব্যবস্থা আছে- (অনুধাবন)
i. মূলধনের জন্য সুদ প্রদানের ব্যবস্থা
ii. সুদমুক্ত আমানত রাখা
iii. সুদমুক্ত ঋণ গ্রহণ

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩১. ইসলামি অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের লক্ষ্য হলো-
i. হালাল বা ধর্মসম্মত দ্রব্য ও সেবা উৎপাদন নিশ্চিত করা
ii. সামাজিক কল্যাণমুখী শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা
iii. সর্বাধিক মুনাফা অর্জন ও সুদমুক্ত আমানত রাখা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩২. ইসলামি অর্থব্যবস্থায় সম্পদের মালিকানার ক্ষেত্রে যেটি পরিলক্ষিত হয়-
(অনুধাবন)
i. উত্তরাধিকারীদের নিকট হস্তান্তর
ii. ব্যক্তিগত মালিকানা
iii. সামাজিক মালিকানা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৩. ইসলামি অর্থব্যবস্থায় আয়বণ্টনের ক্ষেত্রে যেটি পরিলক্ষিত হয়-
i. সাম্যের নীতি অনুসরণ
ii. শোষণহীন উৎপাদন প্রক্রিয়া
iii. সুদের লেনদেন

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৪. সৈকতের দেশে ইসলামি অর্থব্যবস্থা প্রচলিত। তার দেশে অর্থনৈতিক কার্য্যাবলির মৌলিক নীতিমালা স্থির হয়-
i. পবিত্র কুরআনের নির্দেশাবলি অনুসারে
ii. রাসুল (সা. )-এর হাদিসের বিধান অনুসারে
iii. রাষ্ট্র কর্তৃক কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৫ ও ২৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
উৎপাদনের একটি অন্যতম উপাদান হলো মূলধন। সাধারণত মূলধন প্রদানকারীকে সুদ প্রদান করা হয়। কিন্তু একটি বিশেষ অর্থব্যবস্থায় তা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

২৩৫. অনুচ্ছেদে কোন অর্থব্যবস্থার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] মিশ্র
✅ ইসলামি
[গ] ধনতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক

২৩৬. উক্ত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. এর ভিত্তি পবিত্র কুরআন ও হাদিসসমূহ
ii. শোষণমুক্ত উৎপাদন প্রক্রিয়া
iii. মজুরি প্রদানে ন্যায় ও সাম্যনীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা
◈ প্রাচীনকালে বাংলাদেশে প্রচলিত ছিল- সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা।
◈ ভূমির মালিককে বলা হতো- ভূস্বামী।
◈ ব্রিটিশ শাসনামলে ভূস্বামীদের বলা হতো- জমিদার।
◈ পাকিস্তান আমলের শেষ দিকে প্রাধান্য লাভ করে- ধনতান্ত্রিক অর্থব্যবস্থা।
◈ পাকিস্তান আমলে একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়- দেশের অধিকাংশ সম্পদ।
◈ ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে- বাংলাদেশ।
◈ স্বাধীনতার পরে বিরাষ্ট্রীয়করণ শুরু হয়- রাষ্ট্রয়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো।
◈ অর্থনীতির প্রায় সব খাত ক্রমশ চলে যাচ্ছে- বেসরকারি উদ্যোগের নিয়ন্ত্রণে।
◈ দ্রব্যের চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়ায় নির্ধারিত হয়- দ্রব্যের দাম।
◈ ক্রমশ সম্প্রসারিত হচ্ছে- বেসরকারি খাত।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩৭. নূরনবি সাহেব উল্লেখযোগ্য পরিমাণ জমির মালিক হওয়ায় তার নিয়ন্ত্রণে বিভিন্ন পেশার মানুষ কাজ করত। এটি প্রাচীন বাংলার কোন অর্থব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
[ক] ধনতান্ত্রিক
[খ] ইসলামি
[গ] মিশ্র
✅ সমাজতান্ত্রিক

২৩৮. সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে পরিচালিত হতো? (অনুধাবন)
[ক] সমাজতন্ত্রের নিয়ন্ত্রণে
[খ] সমষ্টিগত নিয়ন্ত্রণে
[গ] রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে
✅ ভূস্বামীর নিয়ন্ত্রণে

২৩৯. প্রাচীন বাংলায় প্রচলিত অর্থব্যবস্থা কোন কেন্দ্রিক ছিল? (জ্ঞান)
[ক] উপনিবেশ
✅ ভূস্বামী
[গ] শাসক
[ঘ] সরকার

২৪০. ব্রিটিশ শাসনামল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল? (জ্ঞান)
[ক] শিল্পনির্ভর
✅ কৃষিনির্ভর
[গ] আমদানিনির্ভর
[ঘ] রপ্তানিনির্ভর

২৪১. প্রাচীন বাংলায় মুসলিম শাসন বা ব্রিটিশ শাসনামলে একজন ভূস্বামী কেমন ছিলেন? (অনুধাবন)
[ক] দক্ষ পেশাজীবীর নিয়ন্ত্রণে
[খ] সরকারের নিয়ন্ত্রণে
✅ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ
[ঘ] বড় ব্যবসায়ীর আওতাধীন

২৪২. পরেশ প্রাচীন বাংলার একজন ভূস্বামী। তার নিয়ন্ত্রণে লাঠিয়াল বাহিনী রাখার প্রয়োজন ছিল কেন? (প্রয়োগ)
[ক] প্রভাব বিস্তার
[খ] জমিদারি পরিচালনা
✅ নিজস্ব সম্পত্তি রক্ষা
[ঘ] উৎপাদন বৃদ্ধি

২৪৩. ব্রিটিশ শাসনামলে ভূস্বামীদের কী বলা হতো? (জ্ঞান)
[ক] রাজা
[খ] মালিক
✅ জমিদার
[ঘ] সামন্ত প্রভু

২৪৪. কোন আমলে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়ে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা স্থান করে নেয়? (জ্ঞান)
✅ পাকিস্তান
[খ] মুসলিম
[গ] মুঘল
[ঘ] ব্রিটিশ

২৪৫. দেশের অধিকাংশ মূলধন ও সম্পদ একটি ক্ষুদ্র অংশের হাতে কেন্দ্রীভূত হয় কোন অর্থনৈতিক ব্যবস্থায়? (জ্ঞান)
✅ ধনতান্ত্রিক
[খ] মিশ্র
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] সামন্ততান্ত্রিক

২৪৬. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে কোন দেশ স্বাধীনতা লাভ করে? (জ্ঞান)
[ক] ভারত
✅ বাংলাদেশ
[গ] পাকিস্তান
[ঘ] মায়ানমার

২৪৭. স্বাধীনতার পর বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়? (জ্ঞান)
[ক] ধনতন্ত্র অভিমুখী
[খ] ইসলামি অভিমুখী
✅ সমাজতন্ত্র অভিমুখী
[ঘ] মিশ্র অভিমুখী

২৪৮. স্বাধীনতার পর আদমজি জুট মিল রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার মাধ্যমে রাষ্ট্রের কোন অর্থব্যবস্থার চরিত্র ফুটে ওঠে? (প্রয়োগ)
[ক] মিশ্র
[খ] ইসলামি
✅ সমাজতান্ত্রিক
[ঘ] পুঁজিবাদ

২৪৯. বাংলাদেশের স্বাধীনতার পূর্বে বড় বড় শিল্প বা আর্থিক প্রতিষ্ঠান কার নিয়ন্ত্রণে ছিল? (জ্ঞান)
[ক] ভারতীয়দের
✅ অবাঙালিদের
[গ] বাঙালিদের
[ঘ] স্থানীয়দের

২৫০. স্বাধীনতার পর অবাঙালি মালিকদের নিয়ন্ত্রণে থাকা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়ার যথার্থ কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ মালিকরা দেশ ত্যাগ করেছিল
[খ] সরকার ব্যর্থ হয়েছিল
[গ] শ্রমিক আন্দোলন জোরদার হয়েছিল
[ঘ] শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছিল

২৫১. স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হয় কেন? (অনুধাবন)
[ক] সরকারের স্বেচ্ছাচারিতা
✅ উপযুক্ত ব্যবস্থাপনার অভাব
[গ] শ্রমিক অসন্তোষ
[ঘ] সরকারের উদাসীনতা

২৫২. স্বাধীনতা পরবর্তীকালে সমাজতন্ত্র অভিমুখী অর্থনৈতিক ব্যবস্থায় প্রচলিত কোন ধারাটি বর্তমান সময় পর্যন্ত চালু আছে? (উচ্চতর দক্ষতা)
[ক] মুনাফার সম্প্রসারণ
✅ বেসরকারি ও ব্যক্তি উদ্যোগ সম্প্রসারণ
[গ] সরকারি উদ্যোগ সম্প্রসারণ
[ঘ] অর্থনীতির সম্প্রসারণ

২৫৩. কোন উদ্দেশ্যকে সামনে রেখে বর্তমান অর্থনীতিকে পরিচালনা করা হচ্ছে? (জ্ঞান)
[ক] ব্যক্তি উদ্যোগ সম্প্রসারণ
✅ মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা
[গ] শিল্পকারখানা রাষ্ট্রীয়করণ
[ঘ] সরকারি খাত সম্প্রসারণ

২৫৪. বর্তমানে অর্থনীতির কিছু খাতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? (জ্ঞান)
✅ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব
[খ] সরকার ও বিদেশি অংশীদারিত্ব
[গ] সরকার ও সমবায় অংশীদারিত্ব
[ঘ] সরকার ও বহুজাতিক অংশীদারিত্ব

২৫৫. বাংলাদেশে বর্তমান অর্থনৈতিক অবস্থা কোন প্রকৃতির? (জ্ঞান)
[ক] সামন্ততান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] ধনতান্ত্রিক
✅ মিশ্র

২৫৬. ‘H’ দেশে রাষ্ট্রায়ত্ত ও ব্যক্তিগত প্রতিষ্ঠান সহাবস্থান করে। দেশটিতে কোন অর্থব্যবস্থা চালু আছে? (প্রয়োগ)
✅ মিশ্র
[খ] ইসলামি
[গ] সামন্ততান্ত্রিক
[ঘ] ধনতান্ত্রিক

২৫৭. বাংলাদেশের অর্থনীতির প্রায় সব খাত কার নিয়ন্ত্রণাধীনে চলে যাচ্ছে? (জ্ঞান)
[ক] যৌথ মালিকানায়
[খ] সরকারি
[গ] সমবায় মালিকানায়
✅ বেসরকারি

২৫৮. বেসরকারি উদ্যোগ সম্প্রসারণের সাথে কোন অর্থনীতি প্রতিষ্ঠা পাচ্ছে? (জ্ঞান)
[ক] একচেটিয়া বাজার
[খ] একচেটিয়ামূলক বাজার
✅ বাজার
[ঘ] মুক্তবাজার

২৫৯. উৎপাদনের প্রকৃতি ও পরিমাণ এবং ক্রেতার ভোগকে কোনটি প্রভাবিত করে? (অনুধাবন)
✅ দ্রব্যের দাম
[খ] উদ্যোক্তা
[গ] ব্যবসায়িক সংগঠন
[ঘ] সরকার

২৬০. মূলধন বা পুঁজির প্রয়োজন কেন? (অনুধাবন)
✅ উৎপাদনের জন্য
[খ] চাহিদার জন্য
[গ] ভোগের জন্য
[ঘ] যোগানের জন্য

২৬১. দেশীয় মূলধন বা পুঁজি কোথা থেকে সংগৃহীত হয়? (অনুধাবন)
[ক] বৈদেশিক সাহায্য
[খ] এনজিও
✅ অভ্যন্তরীণ উৎস
[ঘ] রেমিটেন্স

২৬২. উদ্যোক্তা ও ভোগকারীর স্বাধীনতার মূলে রয়েছে কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] সরকারের সরাসরি তদারকি
[খ] ক্রমবর্ধমান সরকারি খাত
[গ] দাতা দেশগুলোর সহযোগিতা
✅ ক্রমবর্ধমান বেসরকারি খাত

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬৩. দেশে উৎপাদন ও বণ্টন প্রক্রিয়ায় সহাবস্থান করছে- (অনুধাবন)
i. বৈদেশিক ঋণ
ii. সরকারি খাত
iii. বেসরকারি খাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৪. প্রাচীন বাংলায় ভূস্বামীদের নিয়ন্ত্রণে যেসব পেশার লোক থাকতেন- (অনুধাবন)
i. কৃষক
ii. স্বর্ণকার
iii. ছুতার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৫. পাকিস্তান আমলেও বেশ কিছুকাল যাবৎ চালু ছিল- (অনুধাবন)
i. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রভাব
ii. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রভাব
iii. জমিদারি প্রথার প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৬. স্বাধীনতা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবিলায়- (অনুধাবন)
i. বেসরকারি খাতের সম্প্রসারণ করা হয়
ii. ব্যক্তি উদ্যোগকে উন্মুক্ত করা হয়
iii. শিল্পপ্রতিষ্ঠান বিরাষ্ট্রীয়করণ করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৭. বর্তমান বিশ্বের সাথে দেশের অর্থনীতি সমতালে চলার লক্ষ্যে করণীয়-
(উচ্চতর দক্ষতা)
i. মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা
ii. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা জোরদার করা
iii. সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৮. বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত খাতের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. প্রধান প্রধান শিল্প
ii. ব্যবসা প্রতিষ্ঠান
iii. আর্থিক প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের প্রবাহচিত্র থেকে ২৬৯ ও ২৭০ নং প্রশ্নের উত্তর দাও :
সামন্ততান্ত্রিক → ধনতান্ত্রিক → মিশ্র অর্থনীতি

২৬৯. প্রবাহচিত্রে কোন দেশের অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন ঘটেছে? (প্রয়োগ)
[ক] যুক্তরাষ্ট্র
✅ বাংলাদেশ
[গ] পাকিস্তান
[ঘ] সৌদি আরব

২৭০. উক্ত দেশে-
i. অর্থনীতি কৃষিনির্ভর
ii. জমিদার প্রথা ছিল
iii. সুদ লেনদেন নিষিদ্ধ

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বাংলাদেশের জাতীয় আয়ের বণ্টন পরিস্থিতি
◈ উৎপাদনের ৪টি উপাদানের সমষ্টি হলো- জাতীয় আয়।
◈ উদ্যোগ গ্রহণ করা যায় না- মূলধন ছাড়া।
◈ বাংলাদেশের জনগণের একটি ক্ষুদ্র অংশ- পুঁজিপতি ও উদ্যোক্তা।
◈ জাতীয় আয়ের বৃহত্তর অংশ ভোগ করে- অল্পসংখ্যক ব্যক্তি বা গোষ্ঠী।
◈ বাংলাদেশের শ্রমিকদের মজুরির হার- নিম্ন।
◈ বাংলাদেশে আয় বৈষম্য- প্রকট।
◈ বাংলাদেশের জনসংখ্যার বৃহত্তর অংশই- শ্রমিক বা মজুর।
◈ ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রায় সকল বৈশিষ্ট্যই বিদ্যমান- বাংলাদেশে।
◈ মুনাফার উচ্চহার লক্ষণীয়- উদ্যোক্তাদের মধ্যে।
◈ বাংলাদেশের শ্রমিক শ্রেণির জীবনযাত্রা- নিম্নমানের।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৭১. বাংলাদেশে প্রধানত কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? (জ্ঞান)
✅ ধনতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] সামন্ততান্ত্রিক
[ঘ] ইসলামি

২৭২. বাংলাদেশের কোন খাতে সরকারও মালিকগণের নিয়ন্ত্রণ রয়েছে? (জ্ঞান)
[ক] শিক্ষা
[খ] শিল্প
✅ সেবা
[ঘ] কৃষি

২৭৩. বাংলাদেশের ব্যাপক ও বৃহত্তর অংশ কোন শ্রেণির? (জ্ঞান)
[ক] পুঁজিপতি
[খ] উদ্যোক্তা
✅ শ্রমিক
[ঘ] মালিক

২৭৪. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] আয়ের অসম বণ্টন
[খ] সরকারি খাতে সরকারি নিয়ন্ত্রণ
[গ] শ্রমিকদের ন্যায্য মজুরি
✅ পুঁজিপতির দ্বারা শ্রমিকের শোষণ

২৭৫. সরকারি খাতে শ্রমিকদের ন্যায্য মজুরি তুলনামূলকভাবে নিশ্চিত করা সম্ভব হয় কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] সরকারের সততার কারণে
✅ সরকারি নিয়ন্ত্রণ থাকে বলে
[গ] সরকারি অর্থের প্রাচুর্যের কারণে
[ঘ] শ্রমিকদের আন্দোলনের ফলে

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৭৬. বাংলাদেশের ক্ষুদ্র অংশ- (অনুধাবন)
i. পুঁজিপতি
ii. উদ্যোক্তা
iii. মজুর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭৭. বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার লক্ষণীয়- (অনুধাবন)
i. সম্পদের সুষম বণ্টন
ii. শ্রমিকদের মজুরির নিম্নহার
iii. উদ্যোক্তাদের মুনাফার উচ্চহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭৮. রহিম মিয়া একজন কাঠমিস্ত্রি। তার প্রাপ্য মজুরির একটি বড় অংশ পুঁজিপতিদের কাছে জমা হয়- (প্রয়োগ)
i. সুদ হিসেবে
ii. মুনাফা হিসেবে
iii. পারিশ্রমিক হিসেবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭৯ ও ২৮০ নং প্রশ্নের উত্তর দাও :
সালমা আক্তার একটি বেসরকারি কোম্পানিতে চতুর্থ শ্রেণির কর্মচারী। তিনি তার প্রাপ্য ও ন্যায্য মজুরি পান না।

২৭৯. সালমার কর্মস্থলে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? (প্রয়োগ)
[ক] বাণিজ্যিক
[খ] মিশ্র
[গ] সমাজতান্ত্রিক
✅ ধনতান্ত্রিক

২৮০. সালমার কর্মস্থলের অর্থনৈতিক বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
i. শ্রমিকদের মজুরির নিম্নহার
ii. উদ্যোক্তাদের মুনাফার উচ্চহার
iii. সুদ এবং খাজনার উচ্চহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

2 Comments:

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide