SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৯ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
হিসাববিজ্ঞান
নবম অধ্যায়
রেওয়ামিল

Class 9-10 Accounting MCQ Question and Answer. SSC Accounting MCQ Question and Answer for SSC Exam Preparation. SSC Hisab Biggan mcq Proshno Uttor. Hisab Biggan MCQ Question and Answer.
Accounting
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

📚 পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি ✍️
● রেওয়ামিলের ধারণা
খতিয়ানের হিসাবগুলোর নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একটি পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্তগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই রেওয়ামিল বলে। রেওয়ামিলের ডেবিট দিকের যোগফলের সমান হলে সাধারণত ধরে নেয়া হয় যে, খতিয়ানে কোনো গাণিতিক ভুল নেই। অপরপক্ষে দুই দিকের যোগফল সমান না হলে বুঝতে হবে দু’তরফা দাখিলা অনুসারে হিসাব সংরক্ষণে কোনো ভুল-ত্রুটি আছে।

● রেওয়ামিলের উদ্দেশ্য
◈ জাবেদা ও খতিয়ানে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা রেওয়ামিলের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়।
◈ এর মাধ্যমে বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ সহজতর হয়।
◈ জাবেদা ও খতিয়ানে ভুলত্রুটি থাকলে তা উদঘাটন ও সংশোধন করা হয়।
◈ দু’তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা ও খতিয়ানে লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়।
◈ এর মাধ্যমে আর্থিক অবস্থায় বিবরণী প্রস্তুতে সময় ও শ্রমের অপচয়রোধ হয়।
◈ রেওয়ামিলের মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

● রেওয়ামিল প্রস্তুত প্রণালি ও ছকের নমুনা
খতিয়ানের জের নিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয়। খতিয়ানের ডেবিট ব্যালেন্স ডেবিট দিকে এবং ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট দিকে লেখা হয়। যদি উভয় দিকের যোগফল মিলে যায় তবে প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা সঠিক আছে।

১. ক্রমিক/ কোড নং: হিসাবের কোড নং না থাকলে ধারাবাহিকভাবে ক্রমিক নং বসাতে হবে।
২. হিসাবের শিরোনাম: খতিয়ান থেকে যে সমস্ত হিসাবের উদ্বৃত্ত আনা হয় সেগুলোর শিরোনাম বসাতে হয়। যেমন: মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, বেতন হিসাব ইত্যাদি।
৩. খতিয়ান পৃষ্ঠা: খতিয়ানের যে পৃষ্ঠা হতে হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তর করা হয়েছে, এই ঘরে সেই পৃষ্ঠা নং লিখতে হয়। ফলে ভুলত্রুটি হলে খুব সহজেই উদঘাটন করা যায়।
৪. ডেবিট উদ্বৃত্ত টাকা: খতিয়ানের বিভিন্ন হিসাবের ডেবিট উদ্বৃত্তগুলোর টাকার পরিমাণ এ ঘরে লিখতে হয়।
৫. ক্রেডিট উদ্বৃত্ত টাকা: খতিয়ানের বিভিন্ন হিসাবের ক্রেডিট উদ্বৃত্তগুলোর টাকার পরিমাণ এ ঘরে লিখতে হয়।

● রেওয়ামিল প্রস্তুতকরণে বিবেচ্য বিষয়সমূহ
১. প্রারম্ভিক মজুদ পণ্য ও সমাপনী মজুদ পণ্য দুটি দেওয়া থাকলে সাধারণত প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে ডেবিট দিকে দেখানো হয়। সমাপনী মজুদ পণ্য সাধারণত হিসাব কাল শেষ হওয়ার পর গণনা করা হয়। তাই সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে দেখানো হয় না। কিন্তু যদি সমন্বিত ক্রয় অথবা বিক্রীত দ্রব্যের ব্যয় দেওয়া থাকে তাহলে সমাপনী মজুদ পণ্যকে রেওয়ামিলের ডেবিট দিকে দেখাতে হবে। তখন প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে আসবে না।

২. প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়ামিলে আসবে না। কারণ সমাপনী হাতে নগদ ও সমাপনী ব্যাংক জমার মধ্যেই প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত থাকে। সাধারণত যে তারিখের রেওয়ামিল প্রস্তুত করা হয় সে তারিখের জেরই দেখানো হয়।

৩. সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। কারণ এগুলো নিশ্চিত দায় বা সম্পদ নয়। সম্ভাব্য দায় ও সম্পদকে পাদটীকা হিসাবে রেওয়ামিলের নিচে দেখাতে হয়।

৪. যে হিসাবগুলোতে প্রদত্ত না প্রাপ্ত উল্লেখ থাকে না, সে হিসাবগুলোকে প্রদত্ত ধরে রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হয়। যেমন: ভাড়া, বাট্টা, কমিশন, সুদ ইত্যাদি।

৫. বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে দেনাদার হিসাব ধরে ডেবিট করতে হয়।

৬. ক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে পাওনাদার হিসাব ধরে ক্রেডিট করতে হয়।

৭. সাধারণত শিক্ষানবিস ভাতা একটি ব্যয় ও প্রতিষ্ঠান প্রদান করে থাকে বলে একে ডেবিট করতে হয় এবং শিক্ষানবিস সেলামি প্রতিষ্ঠান পেয়ে থাকে বলে এটিকে আয় ধরে ক্রেডিট করতে হয়।

৮. রেওয়ামিলে যদি গরমিল হয় এবং উক্ত গরমিলের ফলে যদি ক্রেডিট পাশ ছোট হয় এবং ক্রেডিট পাশে যদি মূলধন দেওয়া না থাকে তবে উক্ত গরমিল উদ্বৃত্তকে অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাবে লেখা যেতে পারে। কারণ প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানেই মূলধন থাকে।

৯. সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পরও যদি রেওয়ামিলের দুই পাশে মিলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য গরমিলের পরিমাণকে অনিশ্চিত হিসাব (ঝঁংঢ়বহংব অপপড়ঁহ:) ধরে রেওয়ামিলের উভয় পার্শ্ব/দিক সমান করা হয়।

● খতিয়ান উদ্বৃত্ত অবলম্বনে রেওয়ামিল প্রস্তুতপ্রণালি
নিচে রেওয়ামিলে ডেবিট ও ক্রেডিট পাশে বসানো হিসাবখাতগুলো ছক আকারে দেখানো হলো:
যেসব হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ডেবিট দিকে বসবেযেসব হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে
১. যাবতীয় সম্পত্তিসমূহ: ভূমি, দালানকোঠা, ইজারা সম্পত্তি, কলকব্জা ও যন্ত্রপাতি, আসবাবপত্র, বিনিয়োগ, প্রাপ্য বিল, দেনাদার, ব্যাংকে জমা, নগদ উদ্বৃত্ত ইত্যাদি।
১. যাবতীয় দায় হিসাবসমূহ: ঋণপত্র, বন্ধকি ঋণ, পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, মূলধন ইত্যাদি।
২. যাবতীয় খরচ বা ব্যয় ও ক্ষতি: প্রারম্ভিক মজুদ, মজুরি, বেতন, ছাপা খরচ, বিজ্ঞাপন খরচ, ভাড়া, মেরামত, অফিস খরচ, কারবারি খরচ, প্রদত্ত কমিশন, মালিকের উত্তোলন, পণ্য ক্রয়, অবচয়, কুঋণ, প্রদত্ত বাট্টা ইত্যাদি।
২. যাবতীয় আয় বা লাভ: প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, বিনিয়োগের সুদ, শিক্ষানবিস সেলামি, ব্যাংক জমার সুদ, বিক্রয় ইত্যাদি।
৩. অগ্রিম প্রদত্ত খরচাবলি: অগ্রিম প্রদত্ত বেতন, ভাড়া, মজুরি ইত্যাদি।
৩. বকেয়া খরচসমূহ: বকেয়া বেতন, মজুরি, ভাড়া ইত্যাদি।
৪. বকেয়া আয়সমূহ: বিনিয়োগের বকেয়া সুদ, বকেয়া কমিশন, প্রাপ্য ভাড়া ইত্যাদি।
৪. যেকোনো ধরনের সঞ্চিতি: অনাদায়ী পাওনা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি।
৫. অন্যান্য দফা: বিক্রয় ফেরত, পাওনাদার বাট্টা সঞ্চিতি, প্রদত্ত ঋণ, উত্তোলন ইত্যাদি।
৫. অন্যান্য দফা: যেমন: ক্রয় ফেরত বা বহি:ফেরত, অগ্রিম প্রাপ্ত আয় ইত্যাদি।

● যেসব হিসাব রেওয়ামিলে আসবে না
১. সমাপনী মজুদ পণ্য
২. প্রারম্ভিক হাতে নগদ
৩. প্রারম্ভিক ব্যাংক জমা
৪. সম্ভাব্য দায়/সম্ভাব্য সম্পদ।

● যে সমস্ত ভুল রেওয়ামিলে ধরা পড়ে
১. বাদ পড়ার ভুল, ২. লেখার ভুল, ৩. টাকার অঙ্কে ভুল, ৪. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল, ৫. খতিয়ান উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তরে ভুল,
৬. রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলের নির্ণয়ে ভুল।

● অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার পদ্ধতি
অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার পদ্ধতি সাতটি। যথা:
১. রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল পুন:পরীক্ষা করা।
২. খতিয়ানের প্রতিটি হিসাবের জের রেওয়ামিলে তোলা হয়েছে কিনা তা পরীক্ষা করা।
৩. হিসাবের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তগুলো যথাক্রমে রেওয়ামিলে ডেবিট ও ক্রেডিট দিকে লেখা হয়েছে কিনা তা পরীক্ষা করা।
৪. জাবেদা হতে সকল লেনদেন খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবে স্থানান্তর হয়েছে কিনা তা যাচাই করা।
৫. খতিয়ানের উদ্বৃত্ত রেওয়ামিলে সঠিকভাবে লেখা হয়েছে কি না তা পরীক্ষা করা।
৬. রেওয়ামিলে ডেবিট ও ক্রেডিট পার্থক্য রাশিটাকে ২ দ্বারা ভাগ করে অত:পর নির্মীত রাশির কোনো উদ্বৃত্ত থাকলে তা সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা পরীক্ষা করা।
৭. পূর্ববর্তী বছরের হিসাবের জের সমূহ চলতি বছরে খতিয়ানে ঠিকমতো তোলা হয়েছে কিনা তা পরীক্ষা করা।

● অনিশ্চিত হিসাব
অনেক সময় রেওয়ামিলের দুই পক্ষ না মিললে ঐ ভুল খুঁজে বের করা কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ হয়ে পড়ে। তাই কাজ বাদ না রেখে সাময়িকভাবে ঐ ঘাটতিকে অনিশ্চিত নামে দেখানো হয়। মূলত এ হিসাবটি একটি অস্থায়ী বা সাময়িক হিসাব।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য হলো-
[ক] আর্থিক অবস্থা নির্ণয় করা
✅ গাণিতিক শুদ্ধতা যাচাই করা
[গ] লাভ লোকসান নির্ণয় করা
[ঘ] শ্রম লাঘব করা

২. রেওয়ামিলের ডেবিট দিকে লিপিবদ্ধ হবে-
i. মূলধন
ii. উত্তোলন
iii. বিক্রয় ফেরত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে-
i. প্রারম্ভিক মজুদ পণ্য
ii. প্রারম্ভিক হাতে নগদ
iii. সমাপনী হাতে নগদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?
[ক] শিক্ষানবীশ ভাতা
✅ শিক্ষানবীশ সেলামি
[গ] বীমা সেলামী
[ঘ] খাজনা ও কর

৫. রেওয়ামিলে একটি হিসাবের ডেবিট জের ১৩০ টাকা ভুলে ক্রেডিট কলামে লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?
[ক] ৬৫ টাকা
[খ] ১৩০ টাকা
[গ] ৩১০ টাকা
✅ ২৬০ টাকা

৬. অনিশ্চিত হিসাব রেওয়ামিলে
i. ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে
ii. সাময়িকভাবে লেখা হয়
iii. ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য নির্দেশ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭. আসবাবপত্র বিক্রয় ৫,০০০ টাকা; বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে। এক্ষেত্রে কোন ধরনের ভুল হয়েছে?
[ক] বাদ পড়ার ভুল
[খ] লেখায় ভুল
[গ] পরিপূরক ভুল
✅ নীতিগত ভুল

৮. নিম্নের কোন ভুলটির কারণে রেওয়ামিলের উভয় দিক মিলে যাবে?
[ক] ক্রয় হিসাবকে ৫০০ টাকা বেশি ডেবিট করা
[খ] বেতন হিসাব দুইবার ডেবিট করা
✅ আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাব ডেবিট করা
[ঘ] উত্তোলন হিসাবকে ১,২০০ টাকার পরিবর্তে ২০০ টাকা ডেবিট করা

৯. বেতন হিসাবকে ২,৫০০ টাকার পরিবর্তে ২,০০০ টাকা ডেবিট এবং বিক্রয় হিসাবকে ৫,০০০ টাকার পরিবর্তে ৪,৫০০ টাকা ক্রেডিট করা হয়েছে। এটি কোন ধরনের ভুল?
[ক] নীতিগত ভুল
[খ] লেখার ভুল
[গ] বাদ পড়ার ভুল
✅ পরিপূরক ভুল

১০. অনিশ্চিত হিসাবে প্রভাব পড়বে-
i. “আসবাবপত্র ক্রয় ৪৫,০০০ টাকা”- ক্রয় হিসাব ডেবিট ৪৫,০০০ টাকা
ii. “পণ্য ক্রয় ১০,০০০ টাকা”- ক্রয় হিসাব ক্রেডিট ১০,০০০ টাকা
iii. “আসবাবপত্র মেরামত ২,০০০ টাকা”- আসবাবপত্র হিসাব ডেবিট ২,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
[বি. দ্র. : সঠিক উত্তর হবে (ii) কারণ এর জন্য ডেবিট দিকে ২০,০০০ কম হবে তাই অনিশ্চিত হিসাব হবে]

১১. অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার প্রথম পদক্ষেপ কোনটি?
[ক] জাবেদা হতে খতিয়ানে স্থানান্তর
[খ] খতিয়ান হতে রেওয়ামিলে স্থানান্তর
[গ] দু’পাশের পার্থক্য দুই দ্বারা ভাগ করা
✅ যোগফল পরীক্ষা করা

১২. যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা যন্ত্রপাতি হিসাব ডেবিট না করে ভুলবশত: মেরামত হিসাবকে ডেবিট করা হয়-এটি কোন জাতীয় ভুল?
[ক] লেখার ভুল
[খ] বেদাখিলার ভুল
[গ] বাদ পড়ার ভুল
✅ নীতিগত ভুল

১৩. কখন রেওয়ামিল প্রস্তুত করা হয়?
[ক] খতিয়ানের পূর্বে
✅ খতিয়ানের পরে
[গ] জাবেদার পরে
[ঘ] জাবেদার পূর্বে

১৪. রেওয়ামিল তৈরির মুখ্য উদ্দেশ্য কী?
✅ গাণিতিক শুদ্ধতা যাচাই
[খ] সঠিকভাবে লিপিবদ্ধকরণ
[গ] আর্থিক অবস্থা নির্ধারণ
[ঘ] শ্রমের অপচয় রোধ

১৫. ফারিয়া এন্টারপ্রাইজের হিসাবরক্ষক যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে মজুরি হিসাবে ডেবিট করায় কোন ধরনের ভুল করেছে?
[ক] করণিক ভুল
[খ] পরিপূরক ভুল
✅ নীতিগত ভুল
[ঘ] লেখার ভুল

১৬. কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?
[ক] সমাপনী মজুদ
✅ প্রারম্ভিক মজুদ
[গ] প্রারম্ভিক হাতে নগদ
[ঘ] প্রারম্ভিক ব্যাংক জমা

১৭. রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য হলো-
[ক] আর্থিক অবস্থা নির্ণয় করা
✅ গাণিতিক শুদ্ধতা যাচাই করা
[গ] লাভ লোকসান নির্ণয় করা
[ঘ] আর্থিক বিবরণী প্রস্তুত করা

১৮. রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে-
✅ প্রারম্ভিক মজুদ পণ্য
[খ] সমাপনী মজুদ পণ্য
[গ] প্রারম্ভিক হাতে নগদ
[ঘ] প্রারম্ভিক ব্যাংক জমা

১৯. রেওয়ামিল অনিশ্চিত হিসাব নির্দেশ করে-
[ক] ডেবিট উদ্বৃত্ত
[খ] ক্রেডিট উদ্বৃত্ত
✅ ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য
[ঘ] কোনো উদ্বৃত্ত প্রকাশ করে না

২০. কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে?
✅ বিনিয়োগের অনাদায়ী সুদ
[খ] ব্যাংক জমার সুদ
[গ] অনুপার্জিত আয়
[ঘ] বকেয়া বেতন

২১. সাধারণত কোনটি রেওয়ামিলে লেখা হয়?
[ক] প্রারম্ভিক ব্যাংক জের
[খ] নগদান হিসাবের প্রারম্ভিক জের
[গ] সমাপনী মজুদ পণ্য
✅ প্রারম্ভিক মজুদ পণ্য

২২. সাধারণত রেওয়ামিলে আসে না-
i. সম্ভাব্য দায় ও সম্পদ
ii. সমাপনী মজুদ পণ্য
iii. প্রারম্ভিক ব্যাংক জমা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩. সঠিক আর্থিক বিবরণী তৈরির পূর্বে প্রস্তুত করতে হয়-
i. জাবেদা
ii. রেওয়ামিল
iii. খতিয়ান

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

২৪. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়-
i. সম্পদ হিসাব
ii. দায় হিসাব
iii. আয় হিসাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

২৫. রেওয়ামিলে অনিশ্চিত হিসাব নির্দেশ করে-
i. ডেবিট উদ্বৃত্ত
ii. ক্রেডিট উদ্বৃত্ত
iii. ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i ও iii

২৬. রেওয়ামিলের ক্রেডিট দিকে লিপিবদ্ধ হবে-
i. উত্তোলন
ii. মূলধন
iii. ক্রয় ফেরত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৭. রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না-
i. সমাপনী সম্পদ
ii. সম্ভাব্য সম্পদ
iii. সাধারণ সঞ্চিতি

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] ii ও iii

নিচের অনুচ্ছেদটির আলোকে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:-
জনাব সাদেক একজন ব্যবাসায়ী। তিনি ২,৫০০ টাকা অগ্রিম ভাড়া প্রদান করেন। কিন্তু তার ব্যবসায়ে বকেয়া বেতন ৩,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য ৫০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ৫,০০০ টাকা।

২৮. রেওয়ামিলের যোগফল কত?
✅ ৩,০০০ টাকা
[খ] ২,৫০০ টাকা
[গ] ৫,০০০ টাকা
[ঘ] ৫০০ টাকা

২৯. বকেয়া বেতন কী ধরনের হিসাব?
[ক] নামিক হিসাব
[খ] সম্পদ হিসাব
✅ দায় হিসাব
[ঘ] ব্যয় হিসাব

রেওয়ামিলের ধারণা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৩০. কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল খতিয়ান হিসাবগুলোর উদ্বৃত্ত ডেবিট ও ক্রেডিট এই দুইভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] জাবেদা
[খ] খতিয়ান
✅ রেওয়ামিল
[ঘ] উদ্বৃত্তপত্র

৩১. রেওয়ামিলে খতিয়ান হিসাবগুলোর উদ্বৃত্ত কয়ভাগে বিভক্ত করে তৈরি করা হয়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৩২. খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কী তৈরি করা হয়? (জ্ঞান)
✅ রেওয়ামিল
[খ] উদ্বৃত্তপত্র
[গ] জাবেদা
[ঘ] খতিয়ান

৩৩. রেওয়ামিল কী? (জ্ঞান)
[ক] একটি হিসাব খাতা
[খ] একটি পরিপূর্ণ হিসাব
✅ খতিয়ানের উদ্বৃত্তসমূহের তালিকা
[ঘ] চূড়ান্ত হিসাবের অংশ

৩৪. রেওয়ামিলের ডেবিট কলামের যোগফল সর্বদা ক্রেডিট কলামের যোগফলের কীরূপ হবে? (জ্ঞান)
✅ সমান হবে
[খ] বেশি হবে
[গ] কম হবে
[ঘ] কম বা বেশি উভয়ই হতে পারে

৩৫. রেওয়ামিলের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল সমান হলে কী ঘটে? (অনুধাবন)
[ক] খতিয়ান হিসাবগুলোর ভুল ধরা পড়ে
[খ] রেওয়ামিলের অশুদ্ধতা প্রমাণিত হয়
✅ খতিয়ানে কোনো গাণিতিক ভুল নেই ধরা হয়
[ঘ] খতিয়ানে গাণিতিক ভুল আছে বলে ধরা হয়

৩৬. খতিয়ানের উদ্বৃত্ত থেকে কী তৈরি করা হয়? (জ্ঞান)
[ক] লাভ-ক্ষতি হিসাব
[খ] আয়-ব্যয় হিসাব
[গ] চূড়ান্ত হিসাব
✅ রেওয়ামিল

৩৭. কোন হিসাব অবলম্বন করে রেওয়ামিল প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[বিএন কলেজ, ঢাকা]
[ক] জাবেদা
✅ খতিয়ান
[গ] লাভ-ক্ষতি
[ঘ] উদ্বৃত্তপত্র

৩৮. কখন রেওয়ামিল প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] প্রত্যেক দিন
[খ] মাসের শেষে
✅ নির্দিষ্ট দিনে
[ঘ] বছরের যে কোনো দিনে

৩৯. খতিয়ান তৈরির পর কী তৈরি করতে হয়? (জ্ঞান)
[ক] আর্থিক বিবরণী
[খ] নগদান
✅ রেওয়ামিল
[ঘ] জাবেদা

৪০. কোন বই সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়? (জ্ঞান)
[ক] খতিয়ান
[খ] নগদান
✅ রেওয়ামিল
[ঘ] আর্থিক বিবরণী

৪১. কোনটি হিসাব ব্যবস্থার কোনো অঙ্গ নয়? (জ্ঞান)
[ক] নগদান বই
[খ] উদ্বৃত্তপত্র
✅ রেওয়ামিল
[ঘ] খতিয়ান

৪২. কোনটি হিসাব ব্যবস্থার কোনো অঙ্গ না হলেও হিসাবচক্রের একটি ধাপ? (জ্ঞান)
[ক] জাবেদা
[খ] খতিয়ান
[গ] চূড়ান্ত হিসাব
✅ রেওয়ামিল

৪৩. কোনো নির্দিষ্ট তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল অসমান হলে কোনটি বুঝতে হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] লেনদেনসমূহ সঠিকভাবে হিসাব সংরক্ষণে ত্রুটি আছে
✅ দু’তরফা দাখিলা অনুসারে হিসাব সংরক্ষণে ত্রুটি আছে
[গ] হিসাবরক্ষক হিসাবকার্য সম্পাদনে এতটা দক্ষ নয়
[ঘ] লেনদেনসমূহ সঠিকভাবে খতিয়ানভুক্ত হয়েছে

৪৪. রোকসানা টেক্সটাইল ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর খতিয়ানের উদ্বৃত্তসমূহ থেকে রেওয়ামিল প্রস্তুত করার পর দেখতে পেল ডেবিট দিকের যোগফল ৫,০০০ টাকা কম। এটির মাধ্যমে কোনটি প্রকাশ পায়? (প্রয়োগ)
[ক] অনিশ্চিত হিসাব লিখতে হবে
[খ] আর্থিক বিবরণীতে ভুল আছে
[গ] হিসাব সঠিক আছে
✅ হিসাবরক্ষণে গাণিতিক সঠিকতা রক্ষা হয়নি

৪৫. ব্যবসায়ের লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা নির্ণয়ের পূর্বে কী যাচাই করা একান্ত প্রয়োজন? (জ্ঞান)
[ক] লেনদেন
✅ লিপিবদ্ধকৃত হিসাবের নির্ভুলতা
[গ] লেনদেনের ডেবিট ক্রেডিট
[ঘ] সম্পদ ও দায়

৪৬. প্রস্তুতকৃত বিবরণীর সঠিক তথ্য প্রাপ্তিতে কোনটি জরুরি? (জ্ঞান)
[ক] ব্যাখ্যা
[খ] লেনদেনের উৎস
[গ] লাভ-লোকসান নির্ণয়
✅ গাণিতিক শুদ্ধতা

৪৭. রেওয়ামিল প্রস্তুত দ্বারা কোনটি সহজেই উদঘাটিত হয়? (জ্ঞান)
[ক] শুদ্ধতা
[খ] নির্ভুলতা
✅ ভুল
[ঘ] নির্দিষ্টতা

৪৮. রেওয়ামিল কিসের মধ্যে যোগসূত্র স্থাপন করে? (অনুধাবন)
[ক] জাবেদা ও খতিয়ান
✅ খতিয়ান ও চূড়ান্ত হিসাব
[গ] খতিয়ান ও নগদান হিসাব
[ঘ] নগদান ও চূড়ান্ত হিসাব

৪৯. কোনটি প্রস্তুতে গাণিতিক শুদ্ধতা যাচাই আবশ্যক? (জ্ঞান)
✅ আর্থিক বিবরণী
[খ] জাবেদা
[গ] ক্রয় বই
[ঘ] বিক্রয় বই

৫০. মিস তামান্না তার ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার পর দেখতে পেলেন ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল সমান। এর ফলে মিস তামান্না সাধারণত কী সম্পর্কে নিশ্চিত হতে পারবেন? (প্রয়োগ)
[ক] দু’তরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ ঘটেনি
[খ] হিসাবের গাণিতিক অশুদ্ধতা রয়েছে
[গ] হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই হয়নি
✅ খতিয়ানে কোনো গাণিতিক ভুল নেই

৫১. রেওয়ামিল প্রস্তুত করা হয় কোন পর্যায়ে? (অনুধাবন)
[ক] জাবেদার পর কিন্তু খতিয়ানের পূর্বে
[খ] খতিয়ানের পূর্বে কিন্তু চূড়ান্ত হিসাবের পর
✅ খতিয়ানের পর কিন্তু চূড়ান্ত হিসাবের পূর্বে
[ঘ] ক্রয়-বিক্রয় হিসাবের পর কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে

৫২. রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট কলামের যোগফল সমান হলে কী প্রকাশ করে? (জ্ঞান)
[ক] আয় ব্যয়ের সমতা
[খ] নিট মুনাফা নিশ্চিত করে
[গ] কারবারের সঠিক আর্থিক অবস্থা
✅ খতিয়ানের গাণিতিক শুদ্ধতা

৫৩. ব্যবসায়ের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা নির্ণয়ের পূর্বে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা না হলে কোনটি ঘটবে? (অনুধাবন)
[ক] প্রস্তুতকৃত বিবরণী সম্পদ কমমূল্যে প্রকাশ করবে
[খ] প্রস্তুতকৃত বিবরণী সঠিক নিট লাভ প্রকাশ করবে না
[গ] প্রস্তুতকৃত বিবরণী সঠিক তথ্য প্রকাশ করবে না
✅ প্রস্তুতকৃত বিবরণী সঠিক তথ্য নাও প্রকাশ করতে পারে

৫৪. তানিয়া তার প্রতিষ্ঠানের খতিয়ান হিসাবসমূহের উদ্বৃত্তগুলো নিয়ে রেওয়ামিল প্রস্তুত করলে ডেবিট ও ক্রেডিট যোগফল সমান হয়। এ থেকে কী প্রমাণিত হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] তিনি লেনদেনসমূহ সঠিকভাবে লিপিবদ্ধ করেছেন
[খ] তিনি লেনদেনসমূহ সঠিকভাবে খতিয়ানভুক্ত করেছেন
✅ তিনি হিসাবকার্য গাণিতিকভাবে নির্ভুল করেছেন
[ঘ] তিনি হিসাবসমূহ নির্ভুলভাবে সংরক্ষণ করেছেন

৫৫. হিসাবচক্রের কোন কাজটিকে সংক্ষিপ্তকরণ বলা যায়? (অনুধাবন)
✅ রেওয়ামিল প্রস্তুতকরণ
[খ] খতিয়ান প্রস্তুতকরণ
[গ] জাবেদাভুক্তকরণ
[ঘ] চূড়ান্ত হিসাব প্রণয়ন

৫৬. আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ ব্যবহার করা হয় কোনটি? (জ্ঞান)
✅ রেওয়ামিল
[খ] সমন্বয় দাখিলা
[গ] সমাপনী দাখিলা
[ঘ] কার্যপত্র

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৫৭. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য বিবরণী প্রস্তুত করা হয়- (অনুধাবন)
i. মাস শেষে
ii. নির্দিষ্ট দিনে
iii. পৃথক খাতায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. যে হিসাবের উদ্বৃত্তগুলো নিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয় তা হলো- (অনুধাবন)
i. জাবেদা
ii. নগদান
iii. খতিয়ান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. রেওয়ামিল প্রস্তুতের ফলে- (অনুধাবন)
i. সহজেই ভুল উদঘাটিত হয়
ii. হিসাবের শ্রেণি নির্ণয় করা যায়
iii. ভুল সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬০. লিপিবদ্ধকৃত হিসাবের নির্ভুলতা যাচাই প্রয়োজন হয়- (অনুধাবন)
i. ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয়ের পূর্বে
ii. আর্থিক অবস্থা নির্ণয়ের পূর্বে
iii. ব্যবসায়ের দায় অনুমানে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬১ ও ৬২নং প্রশ্নের উত্তর দাও:
জনাব ফেরদৌস ২০১৮ সালের ৩১ মে একটি পৃথক কাগজে তার খতিয়ান হিসাবের জেরগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে একটি বিবরণী প্রস্তুত করেন। বিবরণীর ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল মিলে যাওয়ায় তিনি ধরে নেন তার হিসাবে কোনো গাণিতিক ভুল নেই।

৬১. জনাব ফেরদৌসের প্রস্তুতকৃত বিবরণীটির নাম কী?
[ক] জাবেদা
[খ] খতিয়ান
[গ] নগদান বই
✅ রেওয়ামিল

৬২. জনাব ফেরদৌসের উক্ত বিবরণী প্রস্তুতের যথার্থ কারণ হলো-
i. খতিয়ান হিসাবগুলোর গাণিতিক নির্ভূলতা যাচাই করা
ii. খতিয়ান হিসাবগুলো স্থায়ীভাবে লিপিবদ্ধ করা
iii. খতিয়ান হিসাবের ভুল উদ্ঘাটন ও সংশোধন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

রেওয়ামিলের উদ্দেশ্য

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৬৩. রেওয়ামিলের মূল উদ্দেশ্য কী? (জ্ঞান)
[ক] বিশদ আয় বিবরণী প্রস্তুত করা
[খ] আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা
✅ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা
[ঘ] সময় ও শ্রমের অপচয় রোধ করা

৬৪. রেওয়ামিলের মুখ্য উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
✅ জাবেদা ও খতিয়ানে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করা
[খ] আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করা
[গ] জাবেদা ও খতিয়ানে ভুলত্রুটি থাকলে উৎঘাটন ও সংশোধন করা
[ঘ] জাবেদা ও খতিয়ানে লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত করা

৬৫. রেওয়ামিল কয়টি উদ্দেশ্যে প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] তিন
[খ] চার
[গ] পাঁচ
✅ ছয়

৬৬. রেওয়ামিলের সাথে গভীর সম্পর্ক রয়েছে? (জ্ঞান)
[ক] জাবেদার
[খ] ব্যয় বিবরণীর
[গ] আয় বিবরণীর
✅ আর্থিক বিবরণীর

৬৭. জাবেদা ও খতিয়ানের ত্রুটি সংশোধিত হয় কীভাবে? (জ্ঞান)
✅ রেওয়ামিলের সাহায্যে
[খ] ক্রয় বইয়ের সাহায্যে
[গ] বিক্রয় বইয়ের সাহায্যে
[ঘ] বিশ্লেষণের মাধ্যমে

৬৮. খতিয়ানের সকল জের এক সাথে থাকে বলে আর্থিক বিবরণী প্রস্তুতে সময় কম লাগে ও শ্রমের অপচয়রোধ হয়। এটি রেওয়ামিলের কী? (জ্ঞান)
[ক] প্রয়োজনীয়তাখকার্যাবলি
[গ] সুবিধা
✅ উদ্দেশ্য

৬৯. আরাফাত এন্টারপ্রাইজের হিসাবরক্ষক আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে রেওয়ামিল প্রস্তুত করলেন। এর ফলে কোনটি হয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] আর্থিক বিবরণী প্রস্তুতের সময় ও শ্রম অপচয় হয়েছে
✅ আর্থিক বিবরণী প্রস্তুতের সময় ও শ্রমের অপচয় রোধ হয়েছে
[গ] আর্থিক বিবরণীতে সঠিক তথ্যের প্রকাশ নিশ্চিত হয়েছে
[ঘ] আর্থিক বিবরণী অধিক গ্রহণযোগ্যতা লাভ করেছে

৭০. রেওয়ামিল প্রস্তুত করলে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় ও শ্রমের অপচয় রোধ হওয়ার যুক্তিযুক্ত কারণ কোনটি হতে পারে? (উচ্চতর দক্ষতা)
✅ খতিয়ানের সকল জের এক সাথে থাকে
[খ] সকল চলতি সম্পদ ও দায় এক সাথে থাকে
[গ] সকল স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদি দায় থাকে
[ঘ] আর্থিক বিবরণীর সকল তথ্য একত্রে থাকে

৭১. রেওয়ামিলের উভয় পার্শ্বের যোগফল সমান দ্বারা কী যাচাই হয়? (জ্ঞান)
[ক] হিসাবের উদ্বৃত্ত
[খ] পরিপূর্ণ হিসাবরক্ষণ
✅ হিসাবের গাণিতিক শুদ্ধতা
[ঘ] ডেবিট-ক্রেডিট

৭২. রেওয়ামিলের সাহায্যে কোনটির সম্পর্কে ধারণা পাওয়া যায়? (জ্ঞান)
[ক] কারবারের মোট লাভ
[খ] কারবারের নিট লাভ
✅ কারবারের আর্থিক অবস্থা
[ঘ] কারবারের দায়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৭৩. রেওয়ামিলের উদ্দেশ্য হচ্ছে- (অনুধাবন)
i. আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করা
ii. আর্থিক বিবরণী প্রস্তুতে সময় ও শ্রমের অপচয় রোধ হয়
iii. জাবেদা ও খতিয়ানে ভুলত্রুটি থাকলে তা উৎঘাটন ও সংশোধন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৪. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাধ্যম হলো- (অনুধাবন)
i. রেওয়ামিল
ii. খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেরসমূহের যোগফল নির্ণয়
iii. বিশদ আয় বিবরণীর যোগফল নির্ণয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. রেওয়ামিল দ্বারা সহজে প্রস্তুত হয়- (অনুধাবন)
i. বিশদ আয় বিবরণী
ii. আর্থিক অবস্থার বিবরণী
iii. নগদ আয়-ব্যয় বিবরণী

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. রেওয়ামিল দ্বারা ভুলত্রুটি উদঘাটিত হয়- (অনুধাবন)
i. জাবেদা বইয়ের
ii. আর্থিক বিবরণীর
iii. খতিয়ান বইয়ের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. খতিয়ানের সকল জের একত্রে থাকলে- (অনুধাবন)
i. আর্থিক বিবরণী প্রস্তুত দ্রুততর হয়
ii. শ্রমের অপচয় রোধ হয়
iii. অর্থের অপচয় হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

রেওয়ামিল প্রস্তুত প্রণালি

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৭৮. রেওয়ামিল হিসাবের কী? (জ্ঞান)
[ক] আংশিক বিবরণী
[খ] পরিপূর্ণতা
[গ] অবিচ্ছেদ্য অংশ
✅ কোনো অংশ নয়

৭৯. রেওয়ামিল হিসাবের কোনো অংশ নয়, সেহেতু রেওয়ামিলের কী নেই? (জ্ঞান)
✅ স্বীকৃত ছক
[খ] নিয়ম
[গ] পদ্ধতি
[ঘ] নীতিমালা

৮০. IASC- এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
[ক] International Accounting system Committee
✅ International Accounting standard Committee
[গ] International Accounting standard Cost
[ঘ] International Accounting system of Cost

৮১. হিসাবরক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন হিসাব বা বিবরণীর ছক সাধারণত কারা প্রদান করে থাকে? (জ্ঞান)
✅ IASC
[খ] ISAC
[গ] AISC
[ঘ] ASIC

৮২. রেওয়ামিলের ছকে মোট ঘরের সংখ্যা কতটি? (জ্ঞান) [বিএন কলেজ, ঢাকা]
[ক] চার
✅ পাঁচ
[গ] ছয়
[ঘ] সাত

৮৩. রেওয়ামিলের ক্রমিক নম্বর ঘরে কোন নম্বরটি অন্তর্ভুক্ত হয়? (জ্ঞান)
[ক] নগদান হিসাবের ক্রমিক নম্বর
[খ] লেনদেনের ক্রমিক নম্বর
✅ খতিয়ানের ক্রমিক নম্বর
[ঘ] জাবেদার নম্বর

৮৪. হিসাবের কোড নম্বর না থাকলে রেওয়ামিল প্রস্তুতে ১নং ঘরে কী লিখতে হয়? (জ্ঞান)
[ক] উল্লিখিত হিসাবের কোড নং
[খ] উল্লিখিত হিসাবের তারিখ
[গ] উল্লিখিত হিসাবের খতিয়ান পৃষ্ঠা
✅ ধারাবাহিক ক্রমিক নং

৮৫. রেওয়ামিলের ছকে খ. পৃ. লেখা হয় কেন? (অনুধাবন)
[ক] রেওয়ামিলের যোগফল খতিয়ানে স্থানান্তর করার জন্য
[খ] হিসাবের শিরোনাম ঠিক রাখার জন্য
✅ ভুলত্রুটি সহজে উদঘাটন করার জন্য
[ঘ] রেওয়ামিলে খ. পৃ. লেখার পরিবর্তে জা. পৃ. লেখার জন্য

৮৬. কোন হিসাবের জেরগুলোই রেওয়ামিলের মূল উপাদান? (জ্ঞান)
[ক] নগদান
✅ খতিয়ান
[গ] জাবেদা
[ঘ] চূড়ান্ত হিসাব

৮৭. রেওয়ামিল প্রস্তুতে মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব ইত্যাদি কোন কলামে লিখতে হয়? (জ্ঞান)
[ক] ক্রমিক নং কলামে
[খ] ডেবিট কলামে
[গ] ক্রেডিট কলামে
✅ হিসাবের শিরোনাম কলামে

রেওয়ামিল প্রস্তুতকরণে বিবেচ্য বিষয়সমূহ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৮৮. কোনটি লিপিবদ্ধে রেওয়ামিলে সতর্কতা অবলম্বন আবশ্যক? (জ্ঞান)
[ক] বকেয়া হিসাব
[খ] অগ্রিম আয়
✅ মজুদ পণ্য
[ঘ] দেনাদার

৮৯. সমাপনী মজুদ সাধারণত রেওয়ামিলের কোন দিকে লেখা হয়? (জ্ঞান)
[ক] ডেবিট কলামে
[খ] ক্রেডিট কলামে
[গ] অনিশ্চিত হিসাবে
✅ রেওয়ামিল বহিভর্ূত

৯০. সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত না হওয়ার কারণ কী? (অনুধাবন)
[ক] যেকোনো ধরনের মজুদ পণ্যের হিসাব রেওয়ামিল বহিভর্ূত
✅ এটি প্রারম্ভিক মজুদ ও পণ্য ক্রয়ে অন্তর্ভুক্ত থাকে
[গ] সমাপনী মজুদ পণ্য হিসাবকাল থেকে গণনা করা হয়
[ঘ] সমাপনী মজুদ চূড়ান্ত হিসাবের একটি সমন্বয় এন্ট্রি

৯১. সমাপনী মজুদ পণ্য কখন গণনা করা হয়? (জ্ঞান)
[ক] যে কোনো সময়
✅ হিসাবকাল শেষে
[গ] হিসাবকালের শুরুতে
[ঘ] গণনা করা অপ্রয়োজনীয়

৯২. সমন্বিত ক্রয় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হলে রেওয়ামিলে কোনটি আসবে? (জ্ঞান)
[ক] প্রারম্ভিক ক্যাশ
[খ] প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স
✅ সমাপনী মজুদ পণ্য
[ঘ] প্রারম্ভিক মজুদ পণ্য

৯৩. রেওয়ামিলে কোন হিসাবটি বহিভর্ূত থাকে? (জ্ঞান)
✅ প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স
[খ] সমাপনী ব্যাংক ব্যালেন্স
[গ] প্রারম্ভিক মজুদ পণ্য
[ঘ] হাতে নগদ

৯৪. রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় কোনটি? (জ্ঞান)
[ক] প্রারম্ভিক নগদ তহবিল
[খ] প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স
[গ] সমাপনী মজুদ পণ্য
✅ সমাপনী ব্যাংক ব্যালেন্স

৯৫. যে সমস্ত ব্যয় হিসাবসমূহে প্রাপ্ত বা প্রদত্ত উল্লেখ থাকে না সেগুলো রেওয়ামিলের কোথায় লিখতে হবে? (জ্ঞান)
✅ ডেবিট দিকে
[খ] ক্রেডিট দিকে
[গ] ডেবিট ও ক্রেডিট উভয় দিকে
[ঘ] ডেবিট/ক্রেডিট দিকে

৯৬. অনিশ্চিত হিসাব কত সময়ের জন্য প্রস্তুত করা হয়? (জ্ঞান)
✅ সাময়িক সময়ের জন্য ও অস্থায়ীভাবে
[খ] স্থায়ীভাবে ও প্রয়োজন অনুসারে
[গ] সংশোধন করার পূর্ব সময়ের জন্য
[ঘ] ইচ্ছাকৃতভাবে বেশি সময়ের জন্য

৯৭. রেওয়ামিলে মূলধন না থাকলে ক্রেডিট দিকে গরমিল উদ্বৃত্তকে অনিশ্চিত হিসাব না লেখে মূলধন হিসাব লেখার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] রেওয়ামিলে অনিশ্চিত হিসাব লেখা যায় না
[খ] মূলধন কমে যাওয়ার কারণে
[গ] মূলধন ডেবিট দিকে থাকার কারণে
✅ প্রতিটি প্রতিষ্ঠানেই মূলধন থাকে

৯৮. বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে কোন হিসাব ধরে ডেবিট করতে হবে? (জ্ঞান)
[ক] পাওনাদার হিসাব
✅ দেনাদার হিসাব
[গ] প্রদত্ত বাট্টা হিসাব
[ঘ] প্রাপ্ত বাট্টা হিসাব

৯৯. ক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে কোন হিসাব ধরে ক্রেডিট করতে হবে? (অনুধাবন)
[ক] দেনাদার হিসাব
[খ] প্রদত্ত বাট্টা হিসাব
✅ পাওনাদার হিসাব
[ঘ] প্রাপ্ত বাট্টা হিসাব

১০০. পাওনাদার হিসাব বলা হয় কোনটিকে? (জ্ঞান)
[ক] বিক্রয় খতিয়ানের জেরকে
[খ] বিক্রয় হিসাবের জেরকে
[গ] বিক্রয় ও ক্রয় খতিয়ানের জেরকে
✅ ক্রয় খতিয়ানের জেরকে

১০১. কোনটি প্রতিষ্ঠানের জন্য আয়? (জ্ঞান)
[ক] বিমা সেলামি
✅ শিক্ষানবিস সেলামি
[গ] অগ্রিম বিমা সেলামি
[ঘ] ব্যাংক চার্জ

১০২. সাধারণত ব্যবসায় প্রতিষ্ঠান শিক্ষানবিসদের মাঝে কোনটি প্রদান করে থাকে? (জ্ঞান)
[ক] বিমা সেলামি
✅ শিক্ষানবিস ভাতা
[গ] শিক্ষানবিস সেলামি
[ঘ] কমিশন

১০৩. সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদসমূহ রেওয়ামিলে কোথায় লিখতে হয়? (জ্ঞান)
[ক] উভয়টি ডেবিট দিকে
[খ] প্রথমটি ক্রেডিট ও দ্বিতীয়টি ডেবিট দিকে
[গ] প্রথমটি ডেবিট ও দ্বিতীয়টি ক্রেডিট দিকে
✅ পাদটীকা হিসাবে রেওয়ামিলের নিচে

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১০৪. সাধারণত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না- (অনুধাবন)
i. প্রারম্ভিক ক্যাশ
ii. প্রারম্ভিক মজুদ পণ্য
iii. সমাপনী মজুদ পণ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৫. প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত থাকে- (অনুধাবন)
i. সমাপনী হাতে নগদের মধ্যে
ii. সমাপনী ব্যাংক ব্যালেন্সের মধ্যে
iii. সমাপনী মজুদ পণ্যের মধ্যে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৬. প্রাপ্ত বা প্রদত্ত উল্লেখ না থাকলে প্রদত্ত হিসাবে ধরতে হবে- (অনুধাবন)
i. বাট্টা
ii. কমিশন
iii. সুদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৭. রেওয়ামিল বহিভর্ূত- (অনুধাবন)
i. সম্ভাব্য ব্যয়
ii. সম্ভাব্য দায়
iii. সম্ভাব্য সম্পদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৮. সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ রেওয়ামিলে না আসার কারণ- (অনুধাবন)
i. অনিশ্চিত দায়
ii. অনিশ্চিত সম্পদ
iii. চলতি দায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৯. রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয়- (অনুধাবন)
i. আয়-ব্যয় হিসাব
ii. মালিকানা স্বত্ব হিসাব
iii. সম্পদ হিসাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১০. রেওয়ামিলের দুই পাশের যোগফল অমিল হলে সাময়িকভাবে গরমিল উদ্বৃত্ত দ্বারা উভয় পাশ সমান করা যায়- (অনুধাবন)
i. মূলধন হিসাব ধরে
ii. অনিশ্চিত হিসাব ধরে
iii. স্থায়ী সম্পদ হিসাব ধরে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১১ ও ১১২ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব রোকনের ব্যবসায় অগ্রিম মজুরি প্রদান করল ৬০০ টাকা পক্ষান্তরে বেতন বকেয়া রইল ১০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্যের পরিমাণ ৩০,০০০ টাকা।

১১১. জনাব রোকন যে হিসাব খাত বাবদ ৬০০ টাকা প্রদান করলেন তা রেওয়ামিলের কোথায় বসবে?
✅ ডেবিট দিকে
[খ] ক্রেডিট দিকে
[গ] ডেবিট ও ক্রেডিট উভয় দিকে
[ঘ] কোনো দিকে নয়

১১২. অনুচ্ছেদে উল্লিখিত শেষ হিসাব খাতটি-
i. সাধারণত ডেবিট বসে
ii. সমন্বিত ক্রয় থাকলে অন্তর্ভুক্ত হবে
iii. সাধারণত অন্তর্ভুক্ত হয় না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত ও ক্রেডিট উদ্বৃত্ত রেওয়ামিলের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে রেওয়ামিল প্রস্তুতকরণ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১১৩. যাবতীয় সম্পদ হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের কোথায় লেখা হয়? (জ্ঞান)
✅ ডেবিট কলামে
[খ] ক্রেডিট কলামে
[গ] ডেবিট ও ক্রেডিট উভয় কলামেই
[ঘ] আংশিক ডেবিট এবং আংশিক ক্রেডিট কলামে

১১৪. কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে? (জ্ঞান)
[ক] ঋণপত্র
[খ] শিক্ষানবিস সেলামি
✅ ইজারা সম্পত্তি
[ঘ] ক্রয় ফেরত

১১৫. নিচের কোনটিকে দেনাদার হিসাব ধরে রেওয়ামিলে ডেবিট করতে হয়? (অনুধাবন)
[ক] ক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে
✅ বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে
[গ] নগদান খতিয়ানের উদ্বৃত্তকে
[ঘ] পাওনাদার খতিয়ানের উদ্বৃত্তকে

১১৬. জনাব শামীমের হিসাব বই হতে ২০১৮ সালের ৩১ মার্চ তারিখে, নগদান হিসাব ১,০০,০০০ টাকা; দেনাদার হিসাব ১০,০০০ টাকা খতিয়ান উদ্বৃত্ত পাওয়া গেল। উদ্বৃত্তদ্বয় জনাব শামীমের রেওয়ামিলের কোন দিকে বসবে? (প্রয়োগ)
✅ ডেবিট দিকে
[খ] ক্রেডিট দিকে
[গ] উভয় দিকে
[ঘ] কোনো দিকেই নয়

SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৯

১১৭. যাবতীয় হিসাবসমূহের দায় উদ্বৃত্ত রেওয়ামিলের কোথায় লেখা হয়?
 (জ্ঞান)
✅ ক্রেডিট কলামে লেখা হয়
[খ] ডেবিট কলাম ও ক্রেডিট কলামে লেখা হয়
[গ] ডেবিট কলামে লেখা হয়
[ঘ] আংশিক ডেবিট ও আংশিক ক্রেডিট কলামে লেখা হয়

১১৮. ক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে পাওনাদার হিসাব ধরে রেওয়ামিলের কোন দিকে বসবে? (অনুধাবন)
[ক] ডেবিট দিকে
✅ ক্রেডিট দিকে
[গ] ডেবিট ও ক্রেডিট উভয় দিকে
[ঘ] সম্পদ দিকে

১১৯. জনাব সরোয়ার সাহেব কোম্পানির জন্য ১,০০,০০০ টাকা ১০% সুদে ঋণ গ্রহণ করলেন। সরোয়ার সাহেবের প্রদত্ত সুদ রেওয়ামিলের কোথায় বসবে? (প্রয়োগ)
✅ ডেবিট দিকে
[খ] ক্রেডিট দিকে
[গ] নীচের দিকে
[ঘ] উভয় দিকে

১২০. পাওনাদার ১,৬০,০০০ টাকা সমন্বয়ে ছিল ২% হারে পাওনাদারের উপর বাট্টা সঞ্চিতি রাখতে হবে। রেওয়ামিলে পাওনাদার হিসাব কত টাকা এবং কোথায় যাবে? (প্রয়োগ)
[ক] ১,৫০,০০০ টাকা ডেবিটে
✅ ১,৬০,০০০ টাকা ক্রেডিটে
[গ] ১,৬৩,২০০ টাকা ডেবিটে
[ঘ] ১,৬৩,২০০ টাকা ক্রেডিটে

১২১. বিক্রীত পণ্যের ব্যয় ২,১৮,০০০ টাকা, সমাপনী মজুদ ২৭,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুদ ১৫,০০০ টাকা হলে এ বছরের ক্রয়ের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ২,৭০,০০০ টাকা
[খ] ২,৬০,০০০ টাকা
✅ ২,৩০,০০০ টাকা
[ঘ] ২,১০,০০০ টাকা

১২২. নিচের কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে? (জ্ঞান)
✅ শিক্ষানবিস ভাতা
[খ] মূলধন
[গ] বিক্রয়
[ঘ] শিক্ষানবিস সেলামি

১২৩. বিক্রয় হিসাবের জের ২,৭০,০০০ টাকা এবং বিক্রয় ২,০৪,০০০ টাকা। এ ছাড়া বলা হয়েছে এ বছর বিবিধ দেনাদারের ওপর ১০,০০০ টাকা অনাদায়ী পাওনা ও ৫% সঞ্চিতি রাখতে হবে। রেওয়ামিলে বিক্রয় হিসাবে কত টাকা যাবে? (প্রয়োগ)
[ক] ২,৭০,০০০ টাকা, ডেবিট
[খ] ২৪,৭০০ টাকা, ক্রেডিট
[গ] ২,৪৭,০০০ টাকা, ডেবিট
✅ ২,০৪,০০০ টাকা, ক্রেডিট

১২৪. জনাব কাশেম সাহেবের প্রতিষ্ঠান ২,০০০ টাকা শিক্ষানবিস সেলামি বাবদ পেয়েছে। এ টাকা রেওয়ামিলের কোথায় লিখতে হবে? (প্রয়োগ)
✅ ক্রেডিট দিকে
[খ] ডেবিট দিকে
[গ] উভয় দিকে
[ঘ] কোনো দিকেই নয়

১২৫. কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে? (জ্ঞান)
[ক] শিক্ষানবিস ভাতা
[খ] মজুরি ও বেতন
[গ] বেতন ও মজুরি
✅ বকেয়া বেতন

১২৬. প্রদত্ত ঋণের সুদ রেওয়ামিলের কোন দিকে বসে? (জ্ঞান)
[ক] ডেবিট
✅ ক্রেডিট
[গ] উভয়
[ঘ] বসে না

১২৭. বকেয়া উপভাড়া রেওয়ামিলের কোথায় বসবে? (জ্ঞান)
✅ ডেবিট দিকে
[খ] ক্রেডিট দিকে
[গ] উভয় দিকে
[ঘ] বহিভর্ূত থাকবে

১২৮. প্রদত্ত ঋণের অনাদায়ী সুদ রেওয়ামিলের কোন দিকে বসে? (জ্ঞান)
✅ ডেবিট
[খ] ক্রেডিট
[গ] উভয়দিকে
[ঘ] কোনো দিকে নয়

১২৯. অগ্রিম মজুরি রেওয়ামিলে বসবে কোন দিকে? (জ্ঞান)
✅ ডেবিট দিকে
[খ] ক্রেডিট দিকে
[গ] উভয় দিকে
[ঘ] ডেবিট অথবা ক্রেডিট দিকে

১৩০. বকেয়া বেতন ১০,০০০ টাকা রেওয়ামিলের কোন দিকে বসবে? (অনুধাবন)
[ক] ডেবিট দিকে
✅ ক্রেডিট দিকে
[গ] উভয় দিকে
[ঘ] ডেবিট অথবা ক্রেডিট দিকে

১৩১. পাওনাদার বাট্টা সঞ্চিতি রেওয়ামিলে লেখা হয় কীভাবে? (অনুধাবন)
✅ ডেবিট কলামে
[খ] ক্রেডিট কলামে
[গ] অনিশ্চিত হিসাবে
[ঘ] সমন্বিত হিসাবে

১৩২. অনাদায়ী পাওনা সঞ্চিতি ও সাধারণ সঞ্চিতি রেওয়ামিলের কোথায় বসে? (অনুধাবন)
[ক] আলাদাভাবে ডেবিটে
✅ আলাদাভাবে ক্রেডিটে
[গ] একসাথে ডেবিটে
[ঘ] একসাথে ক্রেডিট দিকে

১৩৩. নিচের কোন হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ডেবিট দিকে বসবে? (জ্ঞান)
[ক] অগ্রিম প্রাপ্ত আয়
✅ অনাদায়ি পাওনা সঞ্চিতি
[গ] সাধারণ সঞ্চিতি
[ঘ] পাওনা বাট্টা সঞ্চিতি

১৩৪. নিচের কোন সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিট দিকে লেখা হয় না? (জ্ঞান)
[ক] বাট্টা সঞ্চিতি
[খ] সাধারণ সঞ্চিতি
[গ] দেনাদারের বাট্টা সঞ্চিতি
✅ পাওনাদারের বাট্টা সঞ্চিতি

১৩৫. ১৩৫পাওনাদারের পরিমাণ ২০,০০০ টাকা এবং বাট্টা সঞ্চিতি রাখতে বলা হয় ২%। এক্ষেত্রে পাওনাদারের বাট্টা সঞ্চিতি কত টাকা এবং রেওয়ামিলের কোথায় বসবে? (প্রয়োগ)
[ক] ৪০০ টাকা, ক্রেডিট দিকে
[খ] ৪০০০ টাকা, ডেবিট দিকে
[গ] ৪০০০ টাকা, ক্রেডিট দিকে
✅ ৪০০ টাকা, ডেবিট দিকে

১৩৬. সাধারণ সঞ্চিতি রেওয়ামিলের কোন দিকে লিপিবদ্ধ হয়? (জ্ঞান)
[ক] ডেবিট
✅ ক্রেডিট
[গ] উভয়
[ঘ] সম্পদ

১৩৭. ‘সাধারণ সঞ্চিতি ও কুঋণ সঞ্চিতি’ বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] দুটি একই অর্থ প্রকাশ করে
✅ দুটি সম্পূর্ণ পৃথক
[গ] একটি অপরটির বিপরীত
[ঘ] সমন্বিত

১৩৮. রেওয়ামিলের Credit দিকে যাবে কোনটি? (জ্ঞান)
[ক] নগদ তহবিল
✅ সঞ্চিতি তহবিল
[গ] ব্যাংক তহবিল
[ঘ] আমদানি শুল্ক

১৩৯. প্রাপ্য আয় রেওয়ামিলের কোথায় বসবে? (জ্ঞান)
✅ ডেবিট ঘরে
[খ] ক্রেডিট ঘরে
[গ] ডেবিট অথবা ক্রেডিট ঘরে
[ঘ] বহিভর্ূত থাকবে

১৪০. জননী বলপেন কোং ১০% হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন। বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ রেওয়ামিলের কোন পার্শ্বে বসবে? (প্রয়োগ)
[ক] ডেবিট পার্শ্বে ৫০০ টাকা
✅ ক্রেডিট পার্শ্বে ৫০০ টাকা
[গ] ডেবিট ও ক্রেডিট উভয় পার্শ্বে ৫০০ টাকা
[ঘ] কখনো ডেবিট পার্শ্বে আবার কখনো ক্রেডিট পার্শ্বের্¦ ৫০০ টাকা

১৪১. নিচের কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসবে? (জ্ঞান)
[ক] বিনিযোগের সুদ
[খ] ব্যাংক জমার সুদ
[গ] অগ্রিম ভাড়া প্রাপ্তি
✅ উত্তোলন

১৪২. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এবং মূলধন হতে উত্তোলন রেওয়ামিলে কোথায় দেখানো হয়? (জ্ঞান)
[ক] ক্রেডিট দিকে
✅ একটি ডেবিট ও অপরটি ক্রেডিট দিকে
[গ] উভয়টি ডেবিট দিকে
[ঘ] একটি ব্যাংক ও অপরটি মূলধন হিসাবে

১৪৩. ১০% হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করলো বছর শেষে দেখা গেল বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে। ‘বিনিয়োগের অনাদায়ী সুদ’ রেওয়ামিলে কোথায় এবং কত টাকা বসবে? (প্রয়োগ)
✅ ডেবিট দিকে ৫,০০০ টাকা
[খ] ক্রেডিট দিকে ৫,০০০ টাকা
[গ] ডেবিট দিকে ৫৫,০০০ টাকা
[ঘ] ক্রেডিট দিকে ৫৫,০০০ টাকা

১৪৪. বাড়িভাড়া হিসাবে বছরে ১০,০০০ টাকা প্রদত্ত হয়েছে এবং দেখা গেল শেষ দুই মাসের ভাড়া বকেয়া আছে। বকেয়া বাড়ি ভাড়া কত টাকা এবং রেওয়ামিলে তা কোথায় অন্তর্ভুক্ত হবে? (উচ্চতর দক্ষতা)
✅ ২,০০০ টাকা ক্রেডিট দিকে
[খ] ১২,০০০ টাকা ডেবিট দিকে
[গ] ২,০০০ টাকা ডেবিট দিকে
[ঘ] বহিভর্ূত থাকবে

১৪৫. ক্রয় ফেরত এর অন্য নাম কী? (জ্ঞান)
[ক] ক্রীত ফেরত
[খ] আন্ত:ফেরত
✅ বহি:ফেরত
[ঘ] বিক্রয় ফেরত

১৪৬. বহি:পরিবহন ও বহি:ফেরত রেওয়ামিলের কোন দিকে বসে? (অনুধাবন)
[ক] ডেবিট দিকে
[খ] ক্রেডিট দিকে
✅ প্রথমটি ডেবিট ও শেষেরটি ক্রেডিট দিকে
[ঘ] ডেবিট অথবা ক্রেডিট দিকে

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৪৭. রেওয়ামিলের ডেবিট পার্শ্বে অন্তর্ভুক্ত হবে- (অনুধাবন)
i. সুনাম, প্রাপ্ত সুদ
ii. সুনাম, উত্তোলন
iii. অনাদায়ী দেনা, অবচয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৮. রেওয়ামিলে লেখার সময় ভাড়া, বাট্টা, কমিশন, সুদ ইত্যাদি প্রদত্ত ধরা হয়- (অনুধাবন)
i. উক্ত হিসাবগুলোতে প্রদত্ত কথাটি উল্লেখ থাকে না বলে
ii. উক্ত হিসাবগুলোতে প্রাপ্ত উল্লেখ থাকে না বলে
iii. প্রদত্ত বা প্রাপ্তের কোনো প্রভাব নেই বলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৪৯. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না- (অনুধাবন)
i. প্রারম্ভিক হাতে নগদ
ii. প্রারম্ভিক ব্যাংক জমা
iii. সমাপনী ব্যাংক জমা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫০. রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয়- (অনুধাবন)
i. সম্পদ
ii. ব্যয়
iii. বকেয়া আয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫১. হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে- (অনুধাবন)
i. অনাদায়ী পাওনা সঞ্চিতি
ii. প্রাপ্ত ঋণের সুদ
iii. দেনাদারের ওপর বাট্টা সঞ্চিতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫২. রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে- (অনুধাবন)
i. সাধারণ সঞ্চিতি
ii. দেনাদার বাট্টা সঞ্চিতি
iii. পাওনাদার বাট্টা সঞ্চিতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৩. অগ্রিম ভাড়া প্রাপ্তি ক্রেডিট হবে, কারণ এটি- (অনুধাবন)
i. অনুপার্জিত আয়
ii. সম্ভাব্য আয়
iii. ভবিষ্যতে সেবা প্রদানের দায়বদ্ধতা সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৪. জসিম এন্ড কোং এ বছর শেষে নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্তসমূহ পাওয়া যায়।
পাওনাদার ৫০,০০০ টাকা দেনাদার ৬০,০০০ টাকা
ব্যাংক জমাতিরিক্ত ৮০,০০০ টাকা বেতন ১০,০০০ টাকা
উপর্যুক্ত খতিয়ান উদ্বৃত্তসমূহ রেওয়ামিলে বসবে-
(প্রয়োগ)
i. পাওনাদার ও ব্যাংক জমাতিরিক্ত ডেবিট দিকে
ii. পাওনাদার ও ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট দিকে
iii. দেনাদার ও বেতন ডেবিট দিকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৫ ও ১৫৬ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব মোসলেহ উদ্দিনের ব্যবসায় মজুরি অগ্রিম প্রদান করল ৬,০০০ টাকা পক্ষান্তরে বেতন বকেয়া রইল ১০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্যের পরিমাণ ৩০,০০০ টাকা।

১৫৫. মোসলেহ উদ্দিনের ব্যবসায়ের সর্বনিম্ন হিসাব খাতটি রেওয়ামিলে কোথায় বসবে? (প্রয়োগ)
✅ ডেবিট দিকে
[খ] ক্রেডিট দিকে
[গ] ডেবিট ও ক্রেডিট দিকে
[ঘ] ডেবিট অথবা ক্রেডিট দিকে

১৫৬. জনাব মোসলেম উদ্দিনের ব্যবসায়ের রেওয়ামিলে বসবে- (উচ্চতর দক্ষতা)
i. বেতন বকেয়া ৭,০০০ টাকা ক্রেডিট দিকে
ii. সমাপনী মজুদ পণ্য ৩০,০০০ টাকা ডেবিট দিকে
iii. বেতন ৭,০০০ টাকা ডেবিট দিকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
রেওয়ামিলে যে সমস্ত ভুল ধরা পড়ে

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৫৭. রেওয়ামিলে প্রধানত কত প্রকার ভুল হতে পারে যা ধরা পড়ে? (জ্ঞান)
[ক] চার
[খ] পাঁচ
✅ ছয়
[ঘ] সাত

১৫৮. জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরে একটি পক্ষ অলিখিত হওয়া কোন ভুলের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] লেখার ভুল
✅ বাদ পড়ার ভুল
[গ] টাকার অংকে ভুল
[ঘ] খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল

১৫৯. রহিম সাহেব অসাবধানতার কারণে খতিয়ান হতে ৫০০ টাকা রেওয়ামিলে স্থানান্তর করতে ভুলে গেল। এক্ষেত্রে রহিম সাহেবের ভুলটি কী ধরনের ভুল? (প্রয়োগ)
[ক] লেখার ভুল
[খ] টাকার অংকে ভুল
✅ বাদ পড়ার ভুল
[ঘ] খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল

১৬০. লেনদেনের দুটি পক্ষের মধ্যে শুধুমাত্র একটি পক্ষের খতিয়ান হিসাব করলে কোনটি ঘটে? (জ্ঞান)
✅ বাদ পড়ার ভুল
[খ] লেখার ভুল
[গ] করণিক ভুল
[ঘ] টাকার অঙ্কে ভুল

১৬১. হিসাবরক্ষক কিরণ নগদান হিসাবকে খতিয়ানে ভুলে দু’বার লিপিবদ্ধ করেন যা রেওয়ামিল প্রস্তুতের সময় পর্যন্ত অপরিবর্তিত থাকে। হিসাবরক্ষক কোন ধরনের ভুল করেছেন? (প্রয়োগ)
✅ লেখার ভুল
[খ] টাকার অংকে ভুল
[গ] খতিয়ানের উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তরে ভুল
[ঘ] বাদ পড়ার ভুল

১৬২. জাবেদা হতে খতিয়ানে স্থানান্তরকালে সমপরিমাণ অর্থ দ্বারা ডেবিট-ক্রেডিট নির্ণয় না করার যে ভুল সংঘটিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] বাদ পড়ার ভুল
[খ] লেখার ভুল
[গ] খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল
✅ টাকার অংকে ভুল

১৬৩. জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের পর দুই পাশের যোগফল এর মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করার সময় যে ভুল করা হয় তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] লেখার ভুল
[খ] টাকার অংকে ভুল
✅ খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল
[ঘ] বেদাখিলার ভুল

১৬৪. রেওয়ামিলে সংঘটিত কোন ভুলগুলো ধরা পড়ে? (জ্ঞান)
[ক] বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, লেখার ভুল
খটাকার অংকে ভুল, নীতিগত ভুল, খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল
✅ খতিয়ান উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তরে ভুল, ডেবিট-ক্রেডিট যোগফল নির্ণয়ে ভুল, বাদ পড়ার ভুল
ঘখতিয়ানের উদ্বৃত্ত স্থানান্তরে ভুল, ডেবিট-ক্রেডিট যোগফল নির্ণয়ে ভুল, পরিপূরক ভুল
যে সমস্ত ভুল রেওয়ামিলে ধরা পড়ে না

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৬৫. যেসমস্ত ভুল রেওয়ামিলে ধরা পড়ে তাদের প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৬৬. করণিক ভুলকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে? (জ্ঞান)
[ক] ২ ভাগে
[খ] ৩ ভাগে
✅ ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

১৬৭. কোন ভুলকে করণিক ভুল বলা হয় না? (জ্ঞান)
✅ নীতিগত ভুল
[খ] পরিপূরক ভুল
[গ] বাদ পড়ার ভুল
[ঘ] লেখার ভুল

১৬৮. লেনদেন সংঘটিত হওয়া সত্ত্বেও উহা প্রাথমিক হিসাবের বইয়ে লেখা না হলে যে ভুল হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ বাদ পড়ার ভুল
[খ] লেখার ভুল
[গ] বেদাখিলার ভুল
[ঘ] পরিপূরক ভুল

১৬৯. রেজার নিকট থেকে চেয়ার ক্রয় ২,০০০ টাকা, কিন্তু কোথাও লিপিবদ্ধ হয়নি। এক্ষেত্রে এটি কী ধরনের ভুল? (প্রয়োগ)
[ক] লেখার ভুল
[খ] পরিপূরক ভুল
✅ বাদ পড়ার ভুল
[ঘ] নীতিগত ভুল

১৭০. লিজার নিকট ধারে বিক্রয় ৫,০০০ টাকা যা বিক্রয় বই এবং খতিয়ান বই কোথাও লিপিবদ্ধ হয়নি। এটি কোন প্রকারের ভুল? (প্রয়োগ)
✅ বাদ পড়ার ভুল
[খ] লেখার ভুল
[গ] নীতিগত ভুল
[ঘ] বেদাখিলার ভুল

১৭১. প্রাথমিক হিসাবের বইতে কোনো লেনদেনের পরিমাণ কম/বেশি লেখা হলে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] বাদ পড়ার ভুল
✅ লেখার ভুল
[গ] বেদাখিলার ভুল
[ঘ] পরিপূরক ভুল

১৭২. ইলিয়াসের নিকট বিক্রয় ৫০০ টাকার স্থলে ভুলে বিক্রয় বইতে ৫,০০০ টাকা লেখা হলে কী ধরনের ভুল হবে? (প্রয়োগ)
[ক] নীতিগত ভুল
✅ লেখার ভুল
[গ] বাদ পড়ার ভুল
[ঘ] পরিপূরক ভুল

১৭৩. মি. রতনের নিকট ৫,০০০ টাকার পণ্যদ্রব্য বিক্রয় করা হয়েছে। কিন্তু বিক্রয় বহিতে ৫,০০০ টাকার জায়গায় ৫০,০০০ টাকা লিখা হলে, কোন ধরনের ভুল হিসেবে চিহ্নিত হবে? (প্রয়োগ)
[ক] বাদ পড়ার ভুল
✅ লেখার ভুল
[গ] বেদাখিলার ভুল
[ঘ] পরিপূরক ভুল

১৭৪. প্রাথমিক হিসাবের বই হতে খতিয়ানে হিসাব স্থানান্তরের সময় একটি হিসাবের পরিবর্তে অন্য একটি হিসাবের সঠিক দিকে টাকার অংক লেখা হলে যে ভুল হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] বাদ পড়ার ভুল
[খ] লেখার ভুল
✅ বেদাখিলার ভুল
[ঘ] স্বয়ং সংশোধক ভুল

১৭৫. খতিয়ানে হিসাব স্থানান্তরের সময় যদি একটি হিসাবের পরিবর্তে অন্য হিসাবের সঠিক টাকার দিকে লেখা হয় তখন তাকে কী ভুল বলে? (জ্ঞান)
[ক] নীতিগত ভুল
[খ] লেখার ভুল
[গ] বাদ পড়ার ভুল
✅ বেদাখিলার ভুল

১৭৬. বাবুর নিকট থেকে ১০,০০০ টাকা পাওয়া গেল যা ডেবিট দিকে সঠিকভাবে লিপিবদ্ধ হলেও ক্রেডিটে রফিক নাম লেখা হয়। এটি কোন ভুলের অন্তর্গত? (প্রয়োগ)
[ক] লেখার ভুল
[খ] টাকার অংকে ভুল
✅ বেদাখিলার ভুল
[ঘ] পরিপূরক ভুল

১৭৭. হিসাবরক্ষকের অজ্ঞাতসারে একটি ভুল অন্য একটি ভুল দাখিলা দ্বারা উভয় দিকে সমান হয়ে গেলে উহাকে কী বলে? (জ্ঞান)
[ক] বাদ পড়ার ভুল
[খ] লেখার ভুল
[গ] বেদাখিলার ভুল
✅ পরিপূরক ভুল

১৭৮. সম্পূর্রক ভুল রেওয়ামিলে কী হয়? (জ্ঞান)
✅ ধরা যায় না
[খ] ধরা যায়
[গ] চোখে পড়ে
[ঘ] প্রকৃতপক্ষে হিসাবে থেকে যায়

১৭৯. রেওয়ামিলের দু’দিক মিলে যাওয়ার পর দেখা যায় যে, মিমির নিকট থেকে গৃহীত ৭,০০০ টাকার স্থলে ৮,০০০ টাকা লেখা হয়েছে এবং পাওনাদারকে পরিশোধ ৩২,০০০ টাকার স্থলে ৩১,০০০ টাকা লেখা হয়েছে। এ ভুলকে কী ভুল বলা হয়? (প্রয়োগ)
✅ স্বয়ংসংশোধন ভুল
[খ] বাদ পড়ার ভুল
[গ] করণিক ভুল
[ঘ] নীতিগত ভুল

১৮০. রেওয়ামিলে কোন ভুল ধরা পড়ে? (জ্ঞান)
[ক] নীতিগত
✅ টাকার অঙ্কের
[গ] সম্পূরক
[ঘ] পরিপূরক

১৮১. কোন ভুল রেওয়ামিলে ধরা পড়বে? (অনুধাবন)
[ক] পরিপূরক ভুল
[খ] বাদ পড়ার ভুল
[গ] নীতিগত ভুল
✅ খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল

১৮২. ৫০০ টাকার একটি লেনদেন লিপিবদ্ধ করার সময় ৫০ টাকা লেখা হলে তা ভুলের কোন শ্রেণির অন্তর্গত হয়? (অনুধাবন)
[ক] পরিপূরক ভুল
[খ] নীতিগত ভুল
[গ] বাদপড়ার ভুল
✅ করণিক ভুল

১৮৩. হিসাববিজ্ঞান জ্ঞানের অজ্ঞতার কারণে যে ভুল হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ নীতিগত ভুল
[খ] করণিক ভুল
[গ] পরিপূরক ভুল
[ঘ] বেদাখিলার ভুল

১৮৪. মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে রেওয়ামিলে লিপিবদ্ধকরণে কোন ধরনের ভুল সংঘটিত হয়? (অনুধাবন)
[ক] করণিক ভুল
[খ] বাদ পড়ার ভুল
[গ] পরিপূরক ভুল
✅ নীতিগত ভুল

১৮৫. হিসাববিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লংঘনের মাধ্যমে যে ভুল সংঘটিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ নীতিগত ভুল
[খ] পরিপূরক ভুল
[গ] বেদাখিলার ভুল
[ঘ] লেখার ভুল

১৮৬. যন্ত্রপাতি সংস্থাপন মজুরি যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে সাধারণ মজুরি হিসাবে ডেবিট করা কোন জাতীয় ভুল? (অনুধাবন)
[ক] করণিক ভুল
[খ] পরিপূরক
✅ নীতিগত ভুল
[ঘ] লেখার ভুল

১৮৭. দালান মেরামত ব্যয়কে দালান হিসাবে ডেবিট করা কোন জাতীয় ভুল? (অনুধাবন)
[ক] করণিক ভুল
[খ] বাদ পড়ার ভুল
[গ] সম্পূরক ভুল
✅ নীতিগত ভুল

১৮৮. যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে হিসাবভুক্ত করলে এটি কী জাতীয় ভুল? (অনুধাবন)
[ক] বাদ পড়ার ভুল
[খ] লেখার ভুল
[গ] পরিপূরক ভুল
✅ নীতিগত ভুল

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৮৯. করণিক ভুলের কারণে- (অনুধাবন)
i. রেওয়ামিলের অমিল হয়
ii. রেওয়ামিল মিলে যায়
iii. উদ্বৃত্ত প্রভাবিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯০. ‘করণিক’ ভুলের অন্তর্গত- (অনুধাবন)
i. বেদাখিলার ভুল
ii. পরিপূরক ভুল
iii. নীতিগত ভুল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৯১. রেওয়ামিলে ধরা পড়ে না যেসব ভুল- (অনুধাবন)
i. বেদাখিলার ভুল
ii. পরিপূরক ভুল
iii. নীতিগত ভুল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯২. যেসব ভুল সহজেই রেওয়ামিলে ধরা পড়ে- (অনুধাবন)
i. টাকার অংকে ভুল
ii. পরিপূরক ভুল
iii. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৩. রেওয়ামিলের ভুলের শ্রেণিবিভাগের মধ্যে পড়ে- (অনুধাবন)
i. বাদ পড়ার ভুল
ii. লেখার ভুল
iii. পরিপূরক ভুল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৪. বিচ্যুতি বা বাদ পড়ার ভুল হচ্ছে- (অনুধাবন)
i. ক্রয় বইতে লেখা হলো না
ii. খতিয়ানে ক্রয় হিসাব ও পাওনাদারের হিসাব লেখা হলো না
iii. ক্রয় বইতে ৫০০ টাকা কম লেখা হলো

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৫. কারবারে নীতিগত ভুল তখনই হয় যখন- (অনুধাবন)
i. কোনো লেনদেনকে এলোমেলোভাবে লিপিবদ্ধ করা হয়
ii. মূলধন জাতীয় খরচকে মুনাফা জাতীয় খরচ ধরা হয়
iii. ব্যয় বাচক হিসাবকে যদি সম্পত্তিবাচক হিসাবে ধরা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৬ ও ১৯৭নং প্রশ্নের উত্তর দাও:
রবি এন্ড ব্রাদার্স একটি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১০% হারে মাহবুবকে ঋণ প্রদান করে ১,০০,০০০ টাকা। বছর শেষে হিসাবরক্ষক রেওয়ামিল তৈরি করেন।

১৯৬. ‘মাহবুবকে প্রদত্ত ঋণ রেওয়ামিলে’ কোথায় বসবে? (প্রয়োগ)
✅ ডেবিট দিকে ১,০০,০০০ টাকা
[খ] ক্রেডিট দিকে ১,০০,০০০ টাকা
[গ] ডেবিট ও ক্রেডিট দিকে ১,০০,০০০ টাকা
[ঘ] ডেবিট দিকে ১০,০০০ টাকা

১৯৭. রবি এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠানের রেওয়ামিলের উভয় দিক মিলে গেলেও হিসাবের মধ্যে থাকতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. পরিপূরক ভুল
ii. নীতিগত ভুল
iii. খতিয়ান উদ্বৃত্ত নির্ণয়ের ভুল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার উপায়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৯৮. একটি গরমিল বা অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার কী নেই? (জ্ঞান)
[ক] ছক
[খ] ব্যবস্থা
✅ স্বত:সিদ্ধ নিয়ম
[ঘ] নীতি

১৯৯. রেওয়ামিলের ভুল কীভাবে বোঝা যায়? (অনুধাবন)
[ক] রেওয়ামিলের উভয় পার্শ্ব মিলে গেলে
✅ রেওয়ামিলের উভয় পার্শ্ব গরমিল হলে
[গ] হিসাব উদ্বৃত্ত যাচাই দ্বারা
[ঘ] জাবেদার ব্যাখ্যা দ্বারা

২০০. অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার সঠিক নিয়ম কোনটি? (অনুধাবন)
[ক] জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর যাচাই
[খ] খতিয়ানের উদ্বৃত্ত যাচাই
[গ] অংকের পরিমাণ যাচাই
✅ স্বত:সিদ্ধ কোনো নিয়ম নেই

২০১. ভুলত্রুটি খুঁজে বের করে রেওয়ামিল সংশোধন করার জন্য সর্বপ্রথম কী পরীক্ষা করে দেখতে হবে? (জ্ঞান)
✅ ডেবিট ও ক্রেডিট পার্শ্বের যোগফল ঠিক আছে কিনা
[খ] ডেবিট পার্শ্বের যোগফল ঠিক আছে কিনা
[গ] ক্রেডিট পার্শ্বের যোগফল ঠিক আছে কিনা
[ঘ] ডেবিট ও ক্রেডিট উদ্ধৃত্তগুলো রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকে লেখা হয়েছে কিনা

২০২. রেওয়ামিলের ভুল নির্ণয়ে কোন কাজটি করতে হবে? (জ্ঞান)
✅ রেওয়ামিলের দুই কলামের যোগফল নির্ণয় করতে হবে
[খ] লেনদেনের বিশ্লেষণ করতে হবে
[গ] জাবেদা দাখিলা প্রদান করতে হবে
[ঘ] হাতে নগদের পরিমাণ করতে হবে

২০৩. খতিয়ান হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলে ভুল অংকে ভুল ঘরে তোলা হয়েছে কিনা এটি যাচাইয়ের উদ্দেশ্য কী? (অনুধাবন)
✅ অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধিকরণ
[খ] বাদ পড়া ভুল নির্ণয়
[গ] অনিশ্চিত হিসাব সঠিককরণ
[ঘ] ডেবিট-ক্রেডিট নির্ণয়

২০৪. পূর্ববর্তী বছরের জেরসমূহ চলতি বছরের খতিয়ানে ঠিকমত তোলা হয়েছে কিনা তা কখন যাচাই করা হয়? (অনুধাবন)
[ক] রেওয়ামিল প্রস্তুতের পূর্বে
[খ] আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে
✅ রেওয়ামিলের ভুল সংশোধন করার সময়
[ঘ] জাবেদাসমূহ খতিয়ানে স্থানান্তরের সময়

২০৫. একটি রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য ৪,০০০ টাকা। বেতন ভুল করে ক্রেডিট দিকে কত টাকা বসানো হয়েছিল। (প্রয়োগ)
✅ ২,০০০
[খ] ৪,০০০
[গ] ৬,০০০
[ঘ] ৮,০০০

২০৬. একটি হিসাবের জের ১২০ টাকা যা রেওয়ামিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সব কিছু সঠিক হলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে? (প্রয়োগ)
[ক] ৬০ টাকা
[খ] ১২০ টাকা
[গ] ২১০ টাকা
✅ ২৪০ টাকা

২০৭. রেওয়ামিলে অনিশ্চিত হিসাব ব্যবহারের কারণ কী হতে পারে? (অনুধাবন)
করেওয়ামিলের দুদিকের যোগফল অসমান হলে ভুল খুঁজে বের করা
✅ রেওয়ামিলের দুদিকের যোগফলের পার্থক্যের দ্বারা সাময়িকভাবে যোগফলের সমতা আনা
গরেওয়ামিলের দুদিকের যোগফল সমান করতে সাময়িকভাবে একটি স্থায়ী হিসাব ব্যবহার করা
[ঘ] পরবর্তীকালে রেওয়ামিলে কোনো ভুল স্থানান্তর করা

২০৮. অনিশ্চিত হিসাব কীভাবে বন্ধ করতে হয়? (অনুচ্ছেদ)
[ক] সাধারণ জাবেদার মাধ্যমে
✅ সংশোধনী জাবেদার মাধ্যমে
[গ] সমন্বয় জাবেদার মাধ্যমে
[ঘ] নতুন রেওয়ামিল তৈরির মাধ্যমে

২০৯. রেওয়ামিলকে মিলানোর জন্যে কোনটি প্রস্তুত করা হয়? (অনুধাবন)
[ক] প্রারম্ভিক মূলধন হিসাব
[খ] সমতাকরণ হিসাব
✅ অনিশ্চিত হিসাব
[ঘ] সমাপনী মূলধন হিসাব

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২১০. অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধকরণে খতিয়ানের বিবেচ্য বিষয় হলো- (অনুধাবন)
i. খতিয়ানের প্রতিটি জের রেওয়ামিলে লিপিবদ্ধকরণ
ii. জাবেদা হতে লেনদেনগুলো সংশ্লিষ্ট খতিয়ানে লিপিবদ্ধকরণ
iii. পূর্ববর্তী হিসাবের জেরসমূহ চলতি হিসাবকালের খতিয়ানের লিপিবদ্ধকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১১. রেওয়ামিলের ভুল বের করার পদ্ধতি- (প্রয়োগ)
i. রেওয়ামিলের উভয় দিকের যোগফলের কোনো ভুল আছে কি না তা পুনরায় যোগ করে দেখা
ii. খতিয়ান থেকে তোলার সময় কোনো উদ্বৃত্ত বাদ পড়েছে কি না তা মিলিয়ে দেখা
iii. উভয় পাশের যোগফল ঠিক আছে কি না তা দেখা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১২. রেওয়ামিলের অশুদ্ধি সংশোধন করার পদ্ধতি- (অনুধাবন)
i. সর্বপ্রথম রেওয়ামিলের যোগফল ভালোভাবে পরীক্ষা করতে হবে
ii. কোনো লেনদেন জাবেদায় লিপিবদ্ধকরণ থেকে বাদ পড়েছে কিনা তা দেখতে হবে
iii. খতিয়ানের প্রতিটি হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলে সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না তা দেখতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অনিশ্চিত হিসাব

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২১৩. রেওয়ামিলের দুই পার্শ্ব সমান করার জন্য সাময়িকভাবে কোন হিসাব খোলা হয়? (অনুধাবন)
[ক] অস্থায়ী হিসাব
[খ] গরমিল হিসাব
✅ অনিশ্চিত হিসাব
[ঘ] সাময়িক হিসাব

২১৪. অনিশ্চিত হিসাব একটি কী? (জ্ঞান)
[ক] স্থায়ী হিসাব
[খ] সঞ্চিতি হিসাব
[গ] বিবিধ হিসাব
✅ সাময়িক হিসাব

২১৫. অনিশ্চিত হিসাবকে অন্য কী নামে অভিহিত করা যায়? (জ্ঞান)
[ক] সাময়িক হিসাব
[খ] অস্থায়ী হিসাব
[গ] গরমিল হিসাব
✅ সাময়িক বা অস্থায়ী হিসাব

২১৬. অস্থায়ী হিসাব কোনটি? (অনুধাবন)
✅ অনিশ্চিত হিসাব
[খ] নামিক হিসাব
[গ] বিক্রয় হিসাব
[ঘ] নগদান হিসাব

২১৭. অনিশ্চিত হিসাব রেওয়ামিলের নির্দেশ করে? (জ্ঞান)
[ক] ডেবিট উদ্বৃত্ত
[খ] ক্রেডিট উদ্বৃত্ত
✅ ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য
[ঘ] কারবারের লাভ-লোকসান নির্দেশ করে

২১৮. প্রকৃতপক্ষে কোনটি একটি সাময়িক হিসাব? (জ্ঞান)
[ক] নগদান হিসাব
✅ অনিশ্চিত হিসাব
[গ] ব্যাংক হিসাব
[ঘ] চলতি হিসাব

২১৯. বিনিয়োগের সুদ প্রাপ্তি ৬,০০০ টাকা; ঋণের সুদ বকেয়া ৩,২০০ টাকা; অগ্রিম প্রাপ্ত কমিশন ২,৩০০ টাকা; মূলধন ১,২০,০০০ টাকা; মেশিন ও যন্ত্রপাতি ৭১,৫০০ টাকা; ক্রয় ২৭,৪০০ টাকা; পাওনাদারের বাট্টা সঞ্চিলিত ৭০০ টাকা হলে অনিশ্চিত হিসাবে কত টাকা বসবে? (প্রয়োগ)
[ক] ২৬,৯০০ টাকা
[খ] ২৮,০০০ টাকা
✅ ৩১,৯০০ টাকা
[ঘ] ৩৩,৩০০ টাকা

২২০. প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র প্রকাশিত হয় কীভাবে? (অনুধাবন)
[ক] খতিয়ান প্রস্তুত করে
[খ] জাবেদা প্রস্তুত করে
✅ আর্থিক বিবরণী প্রস্তুত করে
[ঘ] অনুপাত বিশ্লেষণ করে

২২১. অনিশ্চিত হিসাব রেওয়ামিলের ডেবিট দিকে কখন লেখা হয়? (জ্ঞান)
✅ ডেবিট দিকের যোগফল কম হলে
[খ] ক্রেডিট দিকের যোগফল কম হলে
[গ] ডেবিট দিকের যোগফল বেশি হলে
[ঘ] অসংখ্য লেনদেন হলে

২২২. রেওয়ামিলের ডেবিট দিকের যোগফল যদি ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হয় তবে অনিশ্চিত হিসাব কোন দিকে প্রদর্শন করা হবে? (অনুধাবন)
[ক] ডেবিট দিকে
✅ ক্রেডিট দিকে
[গ] উভয় দিকে
[ঘ] কোনো দিকেই নয়

২২৩. মি. ইলিয়াস তার প্রতিষ্ঠানের জন্যে রেওয়ামিল প্রস্তুত করে, দেখতে পেলেন ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফল অপেক্ষা ৫,০০০ টাকা কম। তিনি মূলধন হিসাব রেওয়ামিলে সঠিকভাবে লিখেছেন। এক্ষেত্রে মি. আকবর রেওয়ামিলের উভয় পাশ সমান করার জন্য কী করবেন? (প্রয়োগ)
[ক] মূলধন হিসাব নামে ৫,০০০ টাকা ক্রেডিট
[খ] মূলধন হিসাব নামে ১০,০০০ টাকা ডেবিট
[গ] মূলধন হিসাব নামে ১০,০০০ টাকা ক্রেডিট
✅ অনিশ্চিত হিসাব নামে ৫,০০০ টাকা ক্রেডিট

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২২৪. অনিশ্চিত হিসাব রেওয়ামিলের- (অনুধাবন)
i. সামগ্রিক হিসাব
ii. স্থায়ী হিসাব
iii. ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য নির্দেশ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৫. অনিশ্চিত হিসাব সম্পর্কে সঠিক হলো- (অনুধাবন)
i. ভুল খোঁজা সময়সাপেক্ষ হলে উদ্বর্তপত্র তৈরির জন্য অনিশ্চিত হিসাব করা হয়
ii. ডেবিট দিকের যোগফল কম হলে অনিশ্চিত হিসাবকে ডেবিট দিকে বসাতে হবে
iii. অনিশ্চিত হিসাবকে ভুয়া সম্পত্তি ও অলিখিত দায় মনে করা হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৬. খতিয়ানের উদ্বৃত্ত থেকে কী তৈরি করা হয়?
[ক] বিশদ আয় বিবরণী
[খ] মালিকানাস্বত্ব বিবরণী
[গ] নগদ প্রবাহ বিবরণী
✅ রেওয়ামিল

২২৭. রেওয়ামিল প্রস্তুত দ্বারা কোনটি সহজেই উদঘাটিত হয়?
[ক] শুদ্ধতা
[খ] নির্ভুলতা
✅ ভুল
[ঘ] নির্দিষ্টতা

২২৮. রেওয়ামিলের ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে কোনটি?
✅ কমিশন
[খ] ব্যাংক জমার সুদ
[গ] প্রদেয় নোট
[ঘ] শিক্ষানবিস সেলামি

২২৯. রেওয়ামিল কিসের মাধ্যমে যোগসূত্র স্থাপন করে?
[ক] জাবেদা ও খতিয়ান
✅ খতিয়ান ও আর্থিক বিবরণী
[গ] খতিয়ান ও নগদান হিসাব
[ঘ] নগদান ও আর্থিক বিবরণী

২৩০. কোন সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে না?
[ক] বাট্টা সঞ্চিতি
[খ] সাধারণ সঞ্চিতি
✅ পাওনাদারের বাট্টা সঞ্চিতি
[ঘ] দেনাদারের বাট্টা সঞ্চিতি

২৩১. বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে কোন হিসাব ধরে ডেবিট করতে হবে?
[ক] সম্পদ
[খ] দায়
[গ] পাওনাদার
✅ দেনাদার

২৩২. মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে কোন জাতীয় ভুল হয়?
[ক] বাদ পড়ার ভুল
[খ] লেখার ভুল
✅ নীতিগত ভুল
[ঘ] পরিপূরক ভুল

২৩৩. রেওয়ামিলের মাধ্যমে হিসাবের কয় ধরনের ভুল খুঁজে বের করে তা সংশোধন করা যায়?
[ক] তিন
[খ] চার
✅ পাঁচ
[ঘ] ছয়

২৩৪. অনিশ্চিত হিসাব কোন জাতীয় হিসাব? [বরিশাল জিলা স্কুল]
[ক] স্বল্প মেয়াদি
[খ] দীর্ঘমেয়াদি
[গ] স্থায়ী
✅ অস্থায়ী

২৩৫. কোনটি অন্য তিনটি হতে ভিন্নতর?
[ক] শিক্ষানবিস ভাতা
✅ শিক্ষানবিস সেলামি
[গ] বিমা সেলামি
[ঘ] খাজনা ও কর

২৩৬. রেওয়ামিল কখন তৈরি করা হয়?
[ক] বছরের প্রথমে
[খ] বছরের শেষে
✅ নির্দিষ্ট হিসাবকাল শেষে
[ঘ] আর্থিক বছরের মাঝে

২৩৭. সকল প্রকার খরচ রেওয়ামিলের কোন ঘরে বসে?
[ক] ক্রেডিট ঘরে
[খ] বিবরণের ঘরে
[গ] খতিয়ান পত্রাঙ্কের ঘরে
✅ ডেবিট ঘরে

২৩৮. প্রাপ্য আয় রেওয়ামিলের কোন ঘরে বসবে?
✅ ডেবিট ঘরে
[খ] ক্রেডিট ঘরে
[গ] ডেবিট অথবা ক্রেডিট ঘরে
[ঘ] কোনো ঘরে নয়

২৩৯. রেওয়ামিলের উভয় দিকের যোগফল সমান হওয়ার পূর্বশর্ত কী?
[ক] রেওয়ামিলের নীতিগত ভুলগুলো সংশোধন করে দেওয়া
✅ জাবেদা ও খতিয়ানের হিসাবসমূহ গাণিতিক হারে নির্ভুল
[গ] জাবেদা তৈরির সময় অবশ্যই ব্যাখ্যাসহ লেখা
[ঘ] খতিয়ানের ও রেওয়ামিলের যোগফল সঠিক হওয়া

২৪০. কোনটি হিসাব ব্যবস্থার অঙ্গ নয়?
[ক] জাবেদা
[খ] খতিয়ান
✅ রেওয়ামিল
[ঘ] চূড়ান্ত হিসাব

২৪১. কোনো প্রতিষ্ঠানে রেওয়ামিলের ডেবিট দিকে ৫,০০০ টাকা, ক্রেডিট দিকে ৪,৮০০ টাকা আছে। তাহলে অনিশ্চিত হিসাব হবে-
[ক] ২৫০ টাকা
✅ ২০০ টাকা
[গ] ২৩০ টাকা
[ঘ] ২১০ টাকা

২৪২. দালান মেরামত ব্যয়কে দালান হিসাবে ডেবিট করা কোন জাতীয় ভুল?
[ক] লেখার ভুল
[খ] বাদ পড়ার ভুল
[গ] সম্পূরক ভুল
✅ নীতিগত ভুল

২৪৩. সাধারণত কয়টি কারণে নীতিগত ভুল হয়ে থাকে?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

২৪৪. ৩০ জুন, ২০১৮ তারিখের একটি রেওয়ামিলে অগ্রিম ভাড়া ৩,০০০ টাকা ঈৎ করা হয়েছে এবং বহি:ফেরত ১,৮০০ টাকা উৎ করা করা হয়েছে। অন্যান্য সকল হিসাব সঠিক থাকলে রেওয়ামিলটির উভয় দিকের পার্থক্যের পরিমাণ হবে-
[ক] ১,২০০ টাকা
✅ ২,৪০০ টাকা
[গ] ১,৮০০ টাকা
[ঘ] ৪,৮০০ টাকা

২৪৫. রেওয়ামিল প্রস্তুতের বিবেচ্য বিষয় কতটি?
✅ ৮
[খ] ৯
[গ] ১০
[ঘ] ১১

২৪৬. ক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে কোন হিসাব ধরে ক্রেডিট করতে হবে?
[ক] দেনাদার হিসাব
[খ] প্রদত্ত বাট্টা হিসাব
✅ পাওনাদার হিসাব
[ঘ] প্রাপ্ত বাট্টা হিসাব

২৪৭. কোনটি লিপিবদ্ধে রেওয়ামিলে সতর্কতা অবলম্বন আবশ্যক?
[ক] বকেয়া হিসাব
[খ] অগ্রিম আয়
✅ মজুদ পণ্য
[ঘ] দেনাদার

২৪৮. রেওয়ামিলের এক পাশের টাকার অঙ্কের ভুল অন্য পাশের অনুরূপ ভুল দ্বারা সমান হয়ে গেলে এমন ভুলকে কী বলা হয়?
[ক] বাদ পড়ার ভুল
[খ] নীতিগত ভুল
[গ] করণিক ভুল
✅ পরিপূরক ভুল

২৪৯. অনিশ্চিত হিসাব রেওয়ামিলের কোন দিকে বসে?
[ক] ডেবিট দিকে
[খ] ক্রেডিট দিকে
[গ] ডেবিট ও ক্রেডিট উভয় দিকে
✅ কম পার্শ্বে

২৫০. অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার পদ্ধতি কয়টি?
[ক] ৫টি
✅ ৭টি
[গ] ৮টি
[ঘ] ৯টি

২৫১. কোন ভুলটি অনিশ্চিত হিসাবকে প্রভাবিত করবে?
[ক] বেদাখিলার ভুল
[খ] নীতিগত ভুল
[গ] পরিপূরক ভুল
✅ খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল

২৫২. বিনিয়োগের সুদ প্রাপ্তি ৬,০০০ টাকা, ঋণের সুদ বকেয়া ৩,২০০ টাকা, অগ্রিম প্রাপ্ত কমিশন ২,৩০০ টাকা, মূলধন ১,২০,০০০ টাকা, মেশিন ও যন্ত্রপাতি ৭১,৫০০ টাকা, ক্রয় ২৭,৪০০ টাকা পাওনাদার বাট্টা সঞ্চিতি ৭০০ টাকা হলে অনিশ্চিত হিসাবে কত টাকা বসবে?
[ক] ২৬,৯০০ টাকা
[খ] ২৮,০০০ টাকা
✅ ৩১,৯০০ টাকা
[ঘ] ৩৩,৩০০ টাকা

২৫৩. উদ্বৃত্তের প্রকৃতি অনুযায়ী অনিশ্চিত হিসাবের উদ্বৃত্ত কোথায় প্রদর্শিত হয়?
[ক] খতিয়ানে
[খ] রেওয়ামিলে
✅ আর্থিক অবস্থার বিবরণীতে
[ঘ] আয় বিবরণীতে

২৫৪. পরিপূরক ভুলের আরেক নাম কী?
[ক] বেদাখিলার ভুল
[খ] নীতিগত ভুল
[গ] করণিক ভুল
✅ স্বয়ংসংশোধক ভুল

২৫৫. রেওয়ামিলে সাধারণত অন্তর্ভুক্ত হয় না-
i. প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত
ii. সমাপনী মজুদ পণ্য
iii. সম্ভাব্য দায় ও আয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৬. রেওয়ামিল তৈরির উদ্দেশ্য-
i. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা
ii. ডেবিট-ক্রেডিট সঠিকভাবে লিপিবদ্ধ করা
iii. হিসাবরক্ষণ প্রক্রিয়ায় কোনো ভুল থাকলে বের করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৭. রেওয়ামিলের ডেবিট দিকে বসবে-
i. যাবতীয় দায় হিসাবের উদ্বৃত্ত
ii. যাবতীয় ব্যয় হিসাবের উদ্বৃত্ত
iii. যাবতীয় অগ্রিম প্রদত্ত খরচ হিসাবের উদ্বৃত্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৮. বকেয়া বেতন হিসাবকে রেওয়ামিলের ক্রেডিট পার্শ্বে লিপিবদ্ধ করার কারণ হলো-
i. বকেয়া বেতন ব্যবসায়ের দায় সৃষ্টি করে
ii. বকেয়া বেতন হিসাব খতিয়ানে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে
iii. বকেয়া বেতন ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৯. প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত থাকে-
i. সমাপনী হাতে নগদের মধ্যে
ii. সমাপনী ব্যাংক ব্যালেন্সের মধ্যে
iii. সমাপনী মজুদ পণ্যের মধ্যে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬০. রেওয়ামিল বহির্ভূত-
i. সম্ভাব্য ব্যয়
ii. সম্ভাব্য দায়
iii. সম্ভাব্য সম্পদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬১ ও ২৬২ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব রাহুল ব্যবসায়ের যাবতীয় লেনদেন মূলধন ও মুনাফা শ্রেণিতে যথাযথভাবে বিভক্ত করে থাকেন। ২০১৮ সালের জুন মাসে ৪০,০০০ টাকা ব্যবসায়ে ব্যবহারের জন্য একটি এয়ারকুলার ক্রয় করেন এবং এর সংস্থাপন বাবদ ৪,০০০ টাকা ব্যয় হয়, যা তিনি মজুরি হিসাবে অন্তর্ভুক্ত করেছেন।

২৬১. জনাব রাহুল লেনদেন লিপিবদ্ধকরণে কোন ধরনের ভুল করেছেন?
[ক] বাদ পড়ার ভুল
[খ] লেখার ভুল
[গ] পরিপূরক ভুল
✅ নীতিগত ভুল

২৬২. জনাব রাহুলের ভুল সংশোধনীয় জাবেদা কোনটি?
[ক] অফিস সরঞ্জাম হিসাব ডে:
[খ] অফিস সরঞ্জাম হিসাব ক্রে:
[গ] মজুরি হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
✅ অফিস সরঞ্জাম হিসাব ডে: মজুরি হিসাব ক্রে:

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৩ ও ২৬৪ নং প্রশ্নের উত্তর দাও:
আকরাম তার প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর জানার জন্যে রেওয়ামিল তৈরি করেন। রেওয়ামিল তৈরি করার পর দেখা গেল যে, রেওয়ামিলের দু’পাশে গরমিল। তাৎক্ষণিকভাবে কোনো ভুলও খুঁজে পাওয়া যায় নি। পরবর্তীতে তিনি অনিশ্চিত হিসাব এবং সংশোধনী দাখিলা প্রদানের সিদ্ধান্ত নেয়।

২৬৩. মি. আকরাম রেওয়ামিলে অনিশ্চিত হিসাব লিখবেন কেন?
[ক] আর্থিক বিবরণী হিসাব প্রস্তুত না করার জন্যে
✅ রেওয়ামিলে সমতা আনার জন্য
[গ] আর্থিক বিবরণী হিসাব প্রস্তুত করার জন্যে
[ঘ] রেওয়ামিলের ভুল বের করার জন্য

২৬৪. মি. আকরাম-এর রেওয়ামিলে মূলধন হিসাবে উদ্বৃত্ত না থাকলে অনিশ্চিত হিসাবের পরিবর্তে কী লিখতে হবে?
✅ মূলধন হিসাব
[খ] ক্রয় হিসাব
[গ] বিক্রয় হিসাব
[ঘ] উত্তোলন হিসাব

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৫ ও ২৬৬ নং প্রশ্নের উত্তর দাও:
রাশেদা অ্যান্ড সন্স এর হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়ামিলে মাল ক্রয় ৫০,০০০ টাকার স্থলে ৪৫,০০০ টাকা এবং মাল বিক্রয়ের ক্ষেত্রে ৩৫,০০০ টাকার স্থলে ৩০,০০০ টাকা লিপিবদ্ধ করায় ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে গেল।

২৬৫. রাশেদা অ্যান্ড সন্স-এর হিসাবরক্ষক কোন ধরনের ভুল করলেন?
[ক] লেখার ভুল
[খ] নীতিগত ভুল
✅ পরিপূরক ভুল
[ঘ] বাদ পড়ার ভুল
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide