SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৭ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
হিসাববিজ্ঞান
সপ্তম অধ্যায়
খতিয়ান

Class 9-10 Accounting MCQ Question and Answer. SSC Accounting MCQ Question and Answer for SSC Exam Preparation. SSC Hisab Biggan mcq Proshno Uttor. Hisab Biggan MCQ Question and Answer.
Accounting
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

📚 পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি ✍️
● খতিয়ানের ধারণা
বিভিন্ন ধরনের বস্তু সারিবদ্ধ ও শ্রেণিবদ্ধভাবে সাজিয়ে রাখা হলে সহজেই নির্দিষ্ট বস্তু খুঁজে বের করা যায়। এর মাধ্যমে নির্দিষ্ট বস্তুর পরিমাণ সম্পর্কেও অবগত হওয়া যায়। এ জন্য ব্যবসায়িক লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধের পর স্থায়ী বা পাকাভাবে খতিয়ানে সারিবদ্ধ ও শ্রেণিবদ্ধভাবে পৃথক পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয়।

● খতিয়ানের বৈশিষ্ট্য
◈ প্রতিটি হিসাবের শিরোনাম দিতে হয়।
◈ হিসাবের জন্য ‘T’ ছক বা চলমান জের ছক ব্যবহার করা হয়।
◈ প্রতিটি হিসাবের আলাদাভাবে উদ্বৃত্ত বের করা হয়।
◈ জাবেদার সাহায্যে পাকা বই খতিয়ান প্রস্তুত করা হয়।
◈ খতিয়ানের উদ্বৃত্তের সাহায্যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়।
◈ খতিয়ানের উদ্বৃত্তের সাহায্যে রেওয়ামিল তৈরি করা হয়।

● খতিয়ানের গুরুত্ব
লেনদেনসমূহ সুশৃঙ্খলভাবে খতিয়ানে লিখে রাখা হয় বিধায় হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে। খতিয়ান হতে ব্যবসায় প্রতিষ্ঠানের মোট রেভিনিউ, মোট ব্যয়, মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ জানা যায়। খতিয়ানের উদ্বৃত্তের সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। এ জন্য খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়।

● হিসাবের জের টানা বা ব্যালেন্সিং
খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম ধাপ পোস্টিং এবং পরবর্তী ধাপ ব্যালেন্সিং বা উদ্বৃত্ত নির্ণয়। খতিয়ান হিসাবের দুদিকের যোগফলের পার্থক্য নির্ণয় করাকে জের টানা বা ব্যালেন্সিং বলে। খতিয়ান হিসাবের দুটি দিক আছে। একটি হিসাবের উভয়দিক আপনাআপনি সমান হয়ে গেলে হিসাবটিকে সমতাপ্রাপ্ত বলে।

হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল থেকে বেশি হলে যে জের বা উদ্বৃত্ত পাওয়া যায় তাকে ডেবিট ব্যালেন্স বলে। হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফলের চেয়ে বেশি হলে যে জের পাওয়া যায় তাকে ক্রেডিট ব্যালেন্স বলে।

● সাধারণ খতিয়ান
নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব প্রভৃতি সাধারণ খতিয়ান। প্রত্যেক প্রতিষ্ঠানে একাধিক দেনাদার ও পাওনাদার বিদ্যমান। সাধারণ খতিয়ান হতে শুধুমাত্র দেনাদার ও পাওনাদার হিসাবকে মূল হিসাব (Control Account) নামে অভিহিত করা হয়।

● সহকারী খতিয়ান
সাধারণ খতিয়ানের বাইরে প্রতিটি দেনাদার ও প্রতিটি পাওনাদারের জন্য স্বতন্ত্র খতিয়ান তৈরি করা হয়, যাতে করে নির্দিষ্টভাবে কোন দেনাদার হতে কত টাকা পাওনা এবং কোন পাওনাদারের নিকট কত টাকা দেনা রয়েছে সহজে জানা যায়। প্রতিটি দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত খতিয়ানকে সহকারী খতিয়ান বলা হয়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. খতিয়ান হিসাবের-
i. প্রাথমিক বই
ii. পাকা বই
iii. স্থায়ী বই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২. ব্যয় হিসাব সব সময় জের প্রকাশ করে-
✅ ডেবিট
[খ] ক্রেডিট
[গ] ডেবিট অথবা ক্রেডিট
[ঘ] ডেবিট ও ক্রেডিট উভয়

৩. চলমান জের ছক অনুসরণপূর্বক খতিয়ান প্রস্তুতে-
i. সময় ও শ্রম অধিক প্রয়োজন
ii. সময় ও শ্রম লাঘব করে
iii. প্রতিনিয়ত হিসাবের জের পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. প্রত্যেক দেনাদার ও পাওনাদারের জন্য আলাদা খতিয়ান প্রস্তুত করাকে বলা হয়-
[ক] সাধারণ খতিয়ান
[খ] সংযুক্ত খতিয়ান
✅ সহকারী খতিয়ান
[ঘ] সম্পূরক খতিয়ান

৫. হিসাবের ডেবিট দিকের যোগফল, ক্রেডিট দিক অপেক্ষা বেশি হলে-প্রকাশ করবে?
✅ ডেবিট উদ্বৃত্ত
[খ] ক্রেডিট উদ্বৃত্ত
[গ] সম্পদ
[ঘ] খরচ

৬. সি / ডি বলতে বুঝায়-
[ক] সম্মুখে নীত
[খ] উপর থেকে আনীত
✅ নীচে নীত
[ঘ] পেছন থেকে আনীত

৭. খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে-
i. সম্পদ
ii. খরচ
iii. আয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮. সহকারী খতিয়ান কোন হিসাব সম্পর্কিত-
i. দেনাদার হিসাব
ii. পাওনাদার হিসাব
iii. ক্রয় হিসাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯. খতিয়ান প্রস্তুতের জন্য-
i. জাবেদা দাখিলা অত্যাবশ্যক
ii. জাবেদা দাখিলা অত্যাবশ্যক নয়
iii. নির্দিষ্ট ছক অনুসরণ প্রয়োজন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০. খতিয়ানের উদ্বৃত্তসমূহ দ্বারা প্রস্তুত করা হয়-
[ক] ক্রয় জাবেদা
[খ] বিক্রয় জাবেদা
✅ রেওয়ামিল
[ঘ] নগদান বই

নিচের হিসাবের ভিত্তিতে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নগদান হিসাব হিসাবের কোড নং. . . . . . .
তারিখ

২০১৮বিবরণজা: পৃ:ডেবিট টাকাক্রেডিট টাকাউদ্বৃত্ত / জের
ডেবিট ক্রেডিট
জুন ১ব্যালেন্স বি/ডি
১০,০০০
জুন ৩আসবাবপত্র হিসাব২,০০০
জুন ৮ক্রয় হিসাব
৫,০০০
জুন ১২বিক্রয় হিসাব৮,০০০

১১. ৩ তারিখের লেনদেনটির সঠিক জাবেদা দাখিলা হবে-
[ক] আসবাবপত্র হিসাবডে:
[খ] আসবাবপত্র হিসাবডে:
নগদান হিসাবক্রে: ব্যাংক হিসাবক্রে:
✅ নগদান হিসাবডে:
[ঘ] আসবাবপত্র হিসাবডে:
আসবাবপত্র হিসাবক্রে: বিক্রয় হিসাবক্রে:

১২. ৮ তারিখে নগদান হিসাবের উদ্বৃত্তের পরিমাণ কত?
[ক] ৩,০০০
✅ ৭,০০০
[গ] ১৩,০০০
[ঘ] ১৭,০০০

১৩. বি/ডি বলতে কী বুঝায়?
[ক] নীচে নীত
[খ] পেছন থেকে আনীত
✅ উপর থেকে আনীত
[ঘ] সম্মুখে নীত

১৪. জনাব মাহি একজন সফল ব্যবসায়ী। তাঁর সকল লেনদেন হিসাবের পাকা বইতে সংরক্ষণ করেন। নিচে একটি ব্যাংক হিসাব দেখানো হলো:
তারিখ বিবরণ জা: পৃ: ডে: টাকা ক্রে: টাকা জের
ডেবিট ক্রেডিট
২০১৮
জানু ১ব্যালেন্স বি/ডি
১৫,০০০
৭ রায়হান ৯,০০০০
১২উত্তোলন হিসাব
১০,০০০
২৮ক্রয় হিসাব
১৭,০০০

২৮ তারিখে ব্যাংক হিসারে উদ্বৃত্তের পরিমাণ কত?
[ক] ৩,০০০ টাকা ডেবিট
✅ ৩,০০০ টাকা ক্রেডিট
[গ] ৭,০০০ টাকা ডেবিট
[ঘ] ২৪,০০০ টাকা ডেবিট

১৫. কোনটির নামে সহকারী খতিয়ান খোলা হয়?
[ক] ব্যাংক হিসাব
[খ] আসবাবপত্র হিসাব
✅ করিম হিসাব
[ঘ] নগদান হিসাব

১৬. সাধারণত কোনটির ডেবিট ব্যালেন্স হয়?
[ক] বিক্রয় হিসাব
✅ দেনাদার হিসাব
[গ] ঋণ হিসাব
[ঘ] মূলধন হিসাব

১৭. হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিক অপেক্ষা বেশি হলে, কোনটি প্রকাশ করবে?
[ক] ডেবিট ব্যালেন্স
✅ ক্রেডিট ব্যালেন্স
[গ] সম্পদ
[ঘ] দায়

১৮. সমাপ্তি ব্যালেন্সের জন্য কোনটি ব্যবহৃত হয়?
[ক] বি/ডি
[খ] সি/ও
[গ] বি/এফ
✅ সি/ডি

১৯. আধুনিককালে হিসাবের কোন ছকটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে?
✅ চলমান জের ছক
[খ] T ছক
[গ] হিসাবের নতুন ছক
[ঘ] আধুনিক ছক

২০. লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?
[ক] রেওয়ামিল
[খ] নগদান বই
✅ খতিয়ান
[ঘ] জাবেদা

২১. কোনটি প্রস্তুত বাধ্যতামূলক?
[ক] জাবেদা
✅ খতিয়ান
[গ] নগদান বই
[ঘ] রেওয়ামিল

২২. জনাব জামাল মাল বিক্রয় করেন ৬০,০০০ টাকা এবং মাল ক্রয় করেন ৫০,০০০ টাকা। তাঁর নগদান হিসাবের উদ্বৃত্ত কত?
✅ ১০,০০০ টাকা
[খ] ৫০,০০০ টাকা
[গ] ৬০,০০০ টাকা
[ঘ] ১,১০,০০০ টাকা

২৩. ব্যয় হিসাব সব সময় জের প্রকাশ করে-
[ক] ডেবিট
✅ ক্রেডিট
[গ] ডেবিট অথবা ক্রেডিট
[ঘ] ডেবিট ও ক্রেডিট উভয়

২৪. হিসাবের চলমান জের ছকে মোট কলাম সংখ্যা হল-
[ক] ৬টি
✅ ৭টি
[গ] ৮টি
[ঘ] ৯টি

২৫. চলমান জের ছক অনুসরণ করে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়-
[ক] সপ্তাহের শেষে
[খ] মাস শেষে
✅ প্রতিটি লেনদেন লিপিবদ্ধকরণের পর
[ঘ] দিনের শেষে

২৬. কোনটি সহকারী খতিয়ান?
[ক] বেতন হিসাব
✅ করিম হিসাব
[গ] দেনাদার হিসাব
[ঘ] পাওনাদার হিসাব

২৭. কোনটি সংরক্ষণ করা বাধ্যতামূলক?
[ক] জাবেদা
✅ খতিয়ান
[গ] রেওয়ামিল
[ঘ] কার্যপত্র

২৮. খতিয়ানে লেনদেনগুলো সাজিয়ে রাখা হয়-
i. সারিবদ্ধভাবে
ii. শ্রেণিবদ্ধভাবে
iii. তারিখের ক্রমানুসারে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯. খতিয়ানকে বলা হয়-
i. সকল বইয়ের রাজা
ii. সহকারী বই
iii. প্রধান বই

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ i ও iii

৩০. খতিয়ান হতে জানা যায়-
i. মোট আয়
ii. মোট ব্যয়
iii. মোট সম্পদ ও মোট দায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৩১. একই শ্রেণিভুক্ত হিসাব-
i. বেতন
ii. ক্রয় হিসাব
iii. মনিহারী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
[খ] ii ও iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

হিসাবটি পড়ে ৩২ ও ৩৩নং প্রশ্নের উত্তর দাও:
ব্যাংক হিসাব
তাংবিবরণজা: পৃ:ডেবিট টাকাক্রেডিট টাকাব্যালেন্স
ডেবিট টাকাক্রেডিট টাকা
২০১৮
জানু: ১নগদান হিসাব৯০,০০০
জানু : ১০নগদান হিসাব
৭০,০০০২০,০০০
জানু: ২০ক্রয় হিসাব
৮,০০০?

৩২. ২০ তারিখের লেনদেনটির জাবেদা দাখিলা কোনটি?
[ক] ক্রয় হিসাব ডেবিট
[খ] নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট
[গ] ব্যাংক হিসাব ডেবিট
✅ ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট

৩৩. ব্যাংক হিসাবটির সমাপনী জের কত টাকা?
✅ ১২,০০০
[খ] ২০,০০০
[গ] ২৮,০০০
[ঘ] ৭২,০০০

তারিখ বিবরণ জা: পৃ. ডে: টাকা ক্রে: টাকা জের
ডে:ক্রে:
জানু: ২নগদান হিসাব১০,০০০
৩ বিক্রয় হিসাব৮,০০০
৫ ক্রয়
৫,০০০
উপরের উদ্দীপকটি পড়ে ৩৪নং প্রশ্নের উত্তর দাও:-

৩৪. উপরোক্ত হিসাবের জের কত?
[ক] ১৮,০০০ টাকা (ডে:)
[খ] ১৮,০০০ টাকা (ক্রে:)
✅ ১৩,০০০ টাকা (ডে:)
[ঘ] ১৩,০০০ টাকা (ক্রে:)

খতিয়ান

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৩৫. লেনদেন প্রাথমিকভাবে জাবেদায় লেখার পর স্থায়ী বা পাকাভাবে সারিবদ্ধ ও শ্রেণিবদ্ধভাবে যে বইতে লেখা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] জাবেদা
✅ খতিয়ান
[গ] লেনদেন
[ঘ] দাখিলা

৩৬. খতিয়ান কীভাবে লেখা হয়? (অনুধাবন)
[ক] রেওয়ামিলের ওপর ভিত্তি করে
[খ] চূড়ান্ত হিসাবের ওপর ভিত্তি করে
[গ] ক্রয় বহির ওপর ভিত্তি করে
✅ জাবেদার ওপর ভিত্তি করে

৩৭. জাবেদা দাখিলাসমূহ কীভাবে খতিয়ানে স্থানান্তর করা উচিত? (অনুধাবন)
[ক] হিসাব নম্বর অনুযায়ী
[খ] বর্ণের ক্রমিক অনুসারে
✅ সময়ানুক্রমিক বিন্যাসে
[ঘ] টাকার পরিমাণ অনুসারে

৩৮. খতিয়ানে ব্যবসায়ের লেনদেনগুলো কীভাবে রাখা হয়? (অনুধাবন)
[ক] বিস্তারিতভাবে
[খ] এলোমেলোভাবে
[গ] খেয়াল খুশিমতো
✅ সংক্ষিপ্তভাবে এবং শ্রেণিবদ্ধভাবে

৩৯. খতিয়ানে লেনদেনসমূহ কীভাবে লিপিবদ্ধ করা প্রয়োজন? (অনুধাবন)
[ক] সারিবদ্ধভাবে
[খ] শ্রেণিবদ্ধভাবে
[গ] পৃথক পৃথকভাবে
✅ সারিবদ্ধ ও শ্রেণিবদ্ধভাবে

৪০. জাবেদা থেকে লেনদেনগুলোকে পাকাভাবে কোথায় লেখা হয়? (জ্ঞান)
[ক] রেওয়ামিলে
✅ খতিয়ানে
[গ] বিশাদ আয় বিবরণীতে
[ঘ] আর্থিক অবস্থার বিবরণীতে

৪১. ব্যবসায়ের সামগ্রিক অবস্থার উপর কীভাবে সার্বক্ষণিক নজর রাখা সম্ভব? (অনুধাবন)
[ক] জাবেদার মাধ্যমে
[খ] নগদান বইয়ের মাধ্যমে
[গ] উদ্বৃত্তপত্রের মাধ্যমে
✅ খতিয়ানের মাধ্যমে

৪২. লেনদেনগুলো শ্রেণিবিন্যাস করে পৃথক পৃথক শিরোনামের অধীনে প্রস্তুতকৃত সংক্ষিপ্ত বিবরণীকে কী বলে? (জ্ঞান)
[ক] জাবেদা
✅ খতিয়ান
[গ] হিসাব
[ঘ] বিবৃতি

৪৩. একই জাতীয় বা একই শ্রেণির লেনদেনগুলোকে কোথায় পৃথক পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
✅ খতিয়ানে
[খ] জাবেদায়
[গ] প্রকৃত জাবেদায়
[ঘ] রেওয়ামিলে

৪৪. Ledger শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] জাবেদা
✅ খতিয়ান
[গ] লেনদেন
[ঘ] হিসাব

৪৫. খতিয়ানের কাজ কী? (অনুধাবন)
[ক] সমজাতীয় লেনদেনগুলোকে শিরোনামের অধীনে স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ
[খ] লেনদেনগুলোর ব্যাখ্যা সহকারে স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ
✅ সমজাতীয় হিসাবগুলোকে শিরোনামের অধীনে পাকাপাকিভাবে অন্তর্ভুক্তকরণ
[ঘ] বর্ণের ক্রমানুসারে হিসাবসমূহ প্রদর্শন করা

৪৬. খতিয়ানের অপর নাম কী? (জ্ঞান)
[ক] লিপিবদ্ধকরণ
✅ শ্রেণিবদ্ধকরণ
[গ] ব্যাখ্যাকরণ
[ঘ] স্থানান্তরকরণ

৪৭. খতিয়ানের স্থানান্তর হিসাবচক্রের কোন পর্যায়? (জ্ঞান)
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
✅ চতুর্থ

৪৮. খতিয়ান লেনদেনের কী হিসেবে বিবেচিত? (অনুধাবন)
[ক] অস্থায়ী ভাণ্ডার
[খ] সাময়িক ভাণ্ডার
[গ] প্রাথমিক ভাণ্ডার
✅ স্থায়ী ভাণ্ডার

৪৯. খতিয়ান বহি অন্য কোন নামে পরিচিত? (জ্ঞান)
[ক] উদ্বৃত্তপত্র
[খ] জার্নাল
[গ] রেওয়ামিল
✅ লেজার

৫০. খতিয়ানের বৈশিষ্ট্য কয়টি? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
✅ ৬

৫১. খতিয়ানে সংরক্ষিত হিসাব প্রস্তুতে কয় ধরনের ছক ব্যবহৃত হয়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৫২. কোনটির মাধ্যমে প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়? (অনুধাবন)
[ক] জাবেদা
✅ খতিয়ান
[গ] রেওয়ামিল
[ঘ] চূড়ান্ত হিসাব

৫৩. নিচের কোনটি খতিয়ান প্রস্তুতে সহায়ক বই স্বরূপ কাজ করে? (জ্ঞান)
[ক] চূড়ান্ত হিসাব
[খ] রেওয়ামিল
✅ জাবেদা
[ঘ] উদ্বৃত্তপত্র

৫৪. নিচের কোনটি খতিয়ানের বৈশিষ্ট্য? (অনুধাবন)
[ক] প্রতিটি হিসাবের শিরোনাম না দেয়া হয়
[খ] লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা হয়
✅ খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয়
[ঘ] খতিয়ানকে হিসাবের প্রাথমিক বই হিসেবে গণ্য করা হয়

৫৫. হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করতে সাহায্য করে কোনটি? (অনুধাবন)
[ক] জাবেদা
[খ] প্রকৃত জাবেদা
✅ খতিয়ান
[ঘ] রেওয়ামিল

৫৬. খতিয়ান বই থেকে কোনটি তৈরি করা যায়? (জ্ঞান)
[ক] জাবেদা ও রেওয়ামিল
[খ] জাবেদা ও চূড়ান্ত হিসাব
✅ রেওয়ামিল ও চূড়ান্ত হিসাব
[ঘ] নগদান ও রেওয়ামিল

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৫৭. খতিয়ান হতে ধারণা লাভ করা সম্ভব- (অনুধাবন)
i. ব্যবসায়ের মোট আয় ও ব্যয় সম্পর্কে
ii. ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ সম্পর্কে
iii. ব্যবসায়ের সামগ্রিক ফলাফল সম্পর্কে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৮. খতিয়ান হিসাবের- (অনুধাবন)
i. পাকা বই
ii. প্রধান বই
iii. স্থায়ী বই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৯. লেনদেন প্রাথমিকভাবে জাবেদায় লেখার পর খতিয়ানে লেখা হয়- (অনুধাবন)
i. সারিবদ্ধভাবে
ii. শ্রেণিবদ্ধভাবে
iii. স্থায়ী বা পাকাভাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬০. খতিয়ানের বৈশিষ্ট্য হচ্ছে- (অনুধাবন)
i. প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়
ii. খতিয়ান উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয়
iii. খতিয়ান হতে প্রাপ্ত উদ্বৃত্ত সংরক্ষিত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. খতিয়ানের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. পৃথক শিরোনাম
ii. শ্রেণিবদ্ধকরণ
iii. উদ্বৃত্তকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬২. খতিয়ান প্রস্তুতের জন্য প্রয়োজন- (অনুধাবন)
i. জাবেদা দাখিলা
ii. নগদান বই
iii. নির্দিষ্ট ছক অনুসরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. লেনদেনগুলোকে সংক্ষিপ্ত, সুশৃঙ্খল ও শ্রেণিবদ্ধভাবে খতিয়ানে লিখলে এর মাধ্যমে- (অনুধাবন)
i. এক নজরে সকল তথ্য জানা যায়
ii. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই হয়
iii. আর্থিক ফলাফল সম্পর্কে অবগত হওয়া যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. খতিয়ান সম্পর্কে সঠিক উক্তি হলো- (অনুধাবন)
i. হিসাবের স্থায়ী ভাণ্ডার
ii. লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল
iii. খতিয়ান উদ্বৃত্ত হতে রেওয়ামিল প্রস্তুত করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৫. খতিয়ান প্রস্তুত করা যায়- (অনুধাবন)
i. ‘T’ ছকে
ii. সমীকরণ ছকে
iii. চলমান জের ছকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব আরাফাত একজন ব্যবসায়ী। ২০১৮ সালের আগস্ট ১ তারিখে নগদ ২০,০০০ টাকার ও ৫০,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করেন। তিনি পণ্য বিক্রয় করেন ১০,০০০ টাকার। প্রতিষ্ঠানের প্রয়োজনে পরবর্তী সময়ে নিজ আসবাবপত্র বিক্রয়ের পর টাকা আনয়ন করেন ২০,০০০ টাকা। তিনি এ সকল লেনদেন সঠিকভাবে খতিয়ান হিসাবে লিপিবদ্ধ করেন।

৬৬. জনাব আরাফাতের নগদান হিসাবের জের বা উদ্বৃত্ত কত হবে? (প্রয়োগ)
[ক] ৪০,০০০ টাকা
✅ ৫০,০০০ টাকা
[গ] ৬০,০০০ টাকা
[ঘ] ৭০,০০০ টাকা

৬৭. জনাব আরাফাতের উল্লিখিত বই সংরক্ষণ করার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. দক্ষ ম্যানেজার বা হিসাবরক্ষক তৈরি করা
ii. লেনদেনগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা
iii. আর্থিক তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

খতিয়ানের গুরুত্ব

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৬৮. ব্যবসায়ে খতিয়ানের গুরুত্ব বেশি কেন? (অনুধাবন)
[ক] হিসাবের পাকা বই বলে
[খ] জাবেদা থেকে তৈরি হয় বলে
[গ] সংক্ষিপ্ত বই বলে
✅ নির্ভরযোগ্য ও সঠিক তথ্য জানা যায় বলে

৬৯. নির্দিষ্ট সময়ান্তে খতিয়ানের মাধ্যমে কী জানা যায়? (অনুধাবন)
[ক] লেনদেনের অবস্থা
✅ প্রতিটি হিসাবের অবস্থা
[গ] লেনদেনের প্রকৃতি
[ঘ] প্রতিটি হিসাবের বিবরণ

৭০. খতিয়ান সংরক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
[ক] হিসাবের আর্থিক অবস্থা নির্ণয়
[খ] হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই
✅ হিসাবের স্থায়ী সংরক্ষণ
[ঘ] দেনা-পাওনা নির্ণয়

৭১. খতিয়ান হতে প্রাপ্ত বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত কোন ক্ষেত্রে সহায়তা করে? (জ্ঞান)
[ক] মালিকানা স্বত্ব নির্ণয়ে
[খ] বিশদ আয় বিবরণী প্রস্তুতে
✅ গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে
[ঘ] নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে

৭২. প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়? (অনুধাবন)
[ক] হিসাব
[খ] জাবেদা
✅ খতিয়ান
[ঘ] রেওয়ামিল

৭৩. কোন বই থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবসায় পরিচালনায় সঠিক সিদ্ধান্ত নেয়া যায়? (অনুধাবন)
[ক] জাবেদা
✅ খতিয়ান
[গ] রেওয়ামিল
[ঘ] নগদান বই

SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৭

৭৪. একজন ব্যবসায়ী খতিয়ান বই অবশ্যই তৈরি করবেন কেন?
 (উচ্চতর দক্ষতা)
[ক] এটি লেনদেনকে সংক্ষিপ্ত হতে সাহায্য করে
✅ খতিয়ান কর্তৃক সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে ব্যবসায়ের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা যায়
[গ] এটির মাধ্যমে নির্ভরযোগ্য ও সঠিক তথ্য পাওয়া যায় না
[ঘ] এটি লেনদেনকে বিস্তৃত করে

৭৫. খতিয়ানকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] হিসাবের খসড়া বই
[খ] হিসাবের সহকারী বই
✅ হিসাবের পাকা বই
[ঘ] হিসাবের বিবরণী বই

৭৬. হিসাবের সকল বইয়ের রাজা বলা হয় কাকে? (জ্ঞান)
[ক] জাবেদাকে
✅ খতিয়ানকে
[গ] রেওয়ামিলকে
[ঘ] চূড়ান্ত হিসাবকে

৭৭. খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়
[খ] ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়
✅ শ্রেণিবিন্যাস করে চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা হয়
[ঘ] আংশিক চূড়ান্ত ও আংশিক খসড়াভাবে লিপিবদ্ধ করা হয়

৭৮. জাবেদাকে সহায়ক বই বলার কারণ কী? (অনুধাবন)
✅ এটি খতিয়ান বই তৈরিতে সহায়তা করে
[খ] এটি নগদান বই তৈরিতে সহায়তা করে
[গ] এটি রেওয়ামিল তৈরিতে সহায়তা করে
[ঘ] এটি আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে

৭৯. ব্যবসায় খতিয়ান হিসাব তৈরির প্রয়োজনীয়তা অন্যান্য সকল হিসাব বই তৈরির তুলনায় অধিক কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] সংক্ষিপ্ত ও শ্রেণিবদ্ধভাবে লেখার জন্য
[খ] ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি সহজ হয়
✅ নির্ভরযোগ্য ও সঠিক তথ্য জানা যায়
[ঘ] হিসাবের পাকা বই তাই

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৮০. খতিয়ানের মাধ্যমে জানা যায়- (অনুধাবন)
i. মোট আয়-ব্যয়ের পরিমাণ
ii. মোট সম্পদের পরিমাণ
iii. মোট দায়ের পরিমাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. খতিয়ান সংরক্ষণের সুবিধা হলো- (অনুধাবন)
i. সঠিক ফলাফল নির্ণয়
ii. দেনা-পাওনা ও লাভ-ক্ষতি নির্ণয়
iii. আর্থিক অবস্থা নির্ণয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮২. খতিয়ান হিসাবের- (অনুধাবন)
i. সর্বশেষ আশ্রয়স্থল
ii. চূড়ান্ত বই
iii. সকল বইয়ের রাজা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৩. খতিয়ানকে সকল বইয়ের রাজা বলার কারণ- (জ্ঞান)
i. এর মাধ্যমে লেনদেনের প্রকৃত ফলাফল জানা যায়
ii. এর মাধ্যমে প্রতিটি হিসাবের মোট পরিমাণ জানা যায়
iii. এর মাধ্যমে ব্যবসায়ের সার্বিক আর্থিক অবস্থা জানা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৪. খতিয়ানের মাধ্যমে- (অনুধাবন)
i. রেওয়ামিল প্রস্তুত করা যায়
ii. প্রতিটি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা যায়
iii. লেনদেন সম্পর্কিত সন্দেহ দূর করা যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও:
শাহীনুর বেগম ২০১৮ সালের ১ জানুয়ারি ৫০,০০০ টাকা বিনিয়োগ করে টেইলারিং ব্যবসায় শুরু করেন। ব্যবসায়ের যাবতীয় হিসাব তিনি নিজেই সংরক্ষণ করেন। সময় বাঁচাতে তিনি তার ব্যবসায়ের লেনদেনেগুলো সরাসরি হিসাবের পাকা বইতে লিপিবদ্ধ করেন।

৮৫. শাহীনুর তার লেনদেনগুলো সর্বপ্রথম কোন বইতে লিপিবদ্ধ করেন? (প্রয়োগ)
[ক] জাবেদা
✅ খতিয়ান
[গ] রেওয়ামিল
[ঘ] নগদান বই

৮৬. উক্ত বই ব্যবসায়ীদের সহায়তা করে- (উচ্চতর দক্ষতা)
i. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে
ii. ব্যবসায়ের সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করতে
iii. লেনদেন সম্পর্কিত যেকোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

জাবেদা ও খতিয়ানের পার্থক্য

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৮৭. খতিয়ান কী? (জ্ঞান)
✅ হিসাবচক্রের একটি ধাপ
[খ] একটি রেওয়ামিল
[গ] উদ্বৃত্তের অংশ
[ঘ] সংক্ষিপ্তকরণ পদ্ধতি

৮৮. জাবেদা বই সংরক্ষণ করা কী? (জ্ঞান)
[ক] বাধ্যতামূলক
[খ] আবশ্যক
✅ ঐচ্ছিক
[ঘ] অপ্রয়োজনীয়

৮৯. নিচের কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক? (জ্ঞান)
[ক] লেনদেন লিপিবদ্ধকরণ
[খ] রেওয়ামিল
✅ খতিয়ান
[ঘ] উদ্বৃত্তপত্র

৯০. খতিয়ান সুষ্ঠু ও নির্ভুলভাবে প্রস্তুতের জন্যে কোনটি সহায়ক বই স্বরূপ কাজ করে? (জ্ঞান)
[ক] রেওয়ামিল
[খ] নগদান বই
✅ জাবেদা
[ঘ] আর্থিক বিবরণী

৯১. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি ব্যবসায়ের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ সহজ হয় কোনটির সাহায্যে? (অনুধাবন)
[ক] জাবেদা
✅ খতিয়ান
[গ] লাভ-লোকসান হিসাব
[ঘ] নগদান হিসাব

৯২. জাবেদায় লেনদেনগুলো কীভাবে লেখা হয়? (অনুধাবন)
✅ ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ কর
[খ] শ্রেণিবিন্যাস করে
[গ] উপযুক্ত শিরোনামের অধীনে
[ঘ] পাকাপাকিভাবে

৯৩. জাবেদা ও খতিয়ানের পার্থক্য করা যায় কীভাবে? (জ্ঞান)
[ক] ক্রয় দ্বারা
[খ] বিক্রয় দ্বারা
[গ] উত্তোলন দ্বারা
✅ উদ্বৃত্ত দ্বারা

৯৪. হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের পার্থক্যকরণের জন্য উদ্বৃত্ত নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে? (জ্ঞান)
✅ খতিয়ান
[খ] জাবেদা
[গ] আর্থিক বিবরণী
[ঘ] রেওয়ামিল

৯৫. কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব সংরক্ষণ করা হয় কোথায়? (অনুধাবন)
[ক] জাবেদা বইতে
[খ] নগদান বইতে
✅ খতিয়ানে
[ঘ] রেওয়ামিলে

৯৬. কোনটি থেকে একটি ব্যবসায়ের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়? (অনুধাবন)
[ক] চূড়ান্ত হিসাব
✅ খতিয়ান
[গ] নগদান বই
[ঘ] জাবেদা বই

৯৭. কোনটি লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল? (অনুধাবন)
[ক] রেওয়ামিল
[খ] চূড়ান্ত হিসাব
[গ] জাবেদা
✅ খতিয়ান

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৯৮. খতিয়ান জাবেদা অপেক্ষা- (অনুধাবন)
i. অধিক গুরুত্বপূর্ণ
ii. অধিক ব্যবহার উপযোগী
iii. অধিক হিসাবতথ্য সরবরাহ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. খতিয়ানের উদ্বৃত্ত হতে নিরূপণ করা সহজ হয়- (অনুধাবন)
i. ব্যবসায়ের আর্থিক ফলাফল
ii. হিসাবচক্রের পঞ্চম ধাপের ফলাফল
iii. ব্যবসায়ের আর্থিক অবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০. জাবেদা ও খতিয়ানের মাঝে বিদ্যমান পার্থক্যসমূহ হলো- (অনুধাবন)
i. জাবেদার জের টানা হয় না খতিয়ানে এটি বাধ্যতামূলক
ii. জাবেদায় লেনদেনের ব্যাখ্যা থাকে খতিয়ানে থাকে না
iii. লেনদেনের উৎস দলিলের ওপর ভিত্তি করে জাবেদা তৈরি করা হয় এবং জাবেদার ওপর ভিত্তি করে খতিয়ান প্রস্তুত করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

খতিয়ানভুক্তকরণ বা পোস্টিং

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১০১. কিসের উপর ভিত্তি করে খতিয়ান লেখা হয়? (জ্ঞান)
✅ জাবেদা
[খ] রেওয়ামিল
[গ] লেনদেন
[ঘ] নগদান বই

১০২. জাবেদা থেকে দাখিলাসমূহ পৃথকভাবে খতিয়ানে স্থানান্তরিত করার কাজকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] চি‎হ্নিতকরণ
[খ] সংক্ষিপ্তকরণ
[গ] লিপিবদ্ধকরণ
✅ পোস্টিং

১০৩. খতিয়ান হিসাব প্রস্তুতকরণে প্রথমে কোন কাজটি করা হয়? (জ্ঞান)
✅ নমুনা ছক তৈরি
[খ] খতিয়ানভুক্তকরণ
[গ] পৃষ্ঠা নম্বর প্রদান
[ঘ] প্রারম্ভিক ব্যালেন্স আনয়ন

১০৪. কোনো খতিয়ান হিসাবের ডেবিট দিকে পোস্টিং হলে বিবরণের কলামে কোনটি লেখা হবে? (জ্ঞান)
[ক] ডেবিট হিসাবখাতের নাম
✅ ক্রেডিট হিসাবখাতের নাম
[গ] পরবর্তী হিসাব খাতের নাম
[ঘ] সংশ্লিষ্ট হিসাবের নাম

১০৫. কোনো খতিয়ান হিসাবের ক্রেডিট দিক পোস্টিং হলে বিবরণের কলামে কোনটি লেখা হবে? (জ্ঞান)
[ক] ডেবিট হিসাব
[খ] সংশ্লিষ্ট হিসাবের নাম
✅ ডেবিট হিসাবখাতের নাম
[ঘ] ক্রেডিট হিসাবখাতের নাম

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১০৬. জনাব এনামুল ২০,০০০ টাকা মূলধন বাবদ আনল। এক্ষেত্রে তার প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে- (উচ্চতর দক্ষতা)
i. নগদ
ii. মালিকানা স্বত্ব
iii. দায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৭. ক্রয় খতিয়ানের ডেবিট দিকে বিবরণের ঘরে ক্রেডিট হিসাবখাতের নাম লেখার মাধ্যমে- (অনুধাবন)
i. হিসাবটি কোন হিসাবের মাধ্যমে ডেবিট তা বুঝা যায়
ii. হিসাবটির উদ্বৃত্ত নির্ণয় সহজ হয়
iii. হিসাবটি কী কারণে ক্রেডিট করা হয়েছে তা বুঝা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

হিসাবের জের টানা বা ব্যালেন্সিং

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১০৮. খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম ধাপ কোনটি? (জ্ঞান)
[ক] পরিমাণ নির্ণয়
[খ] উদ্বৃত্ত নির্ণয়
✅ পোস্টিং
[ঘ] লেনদেনের সংখ্যা নির্ণয়

১০৯. খতিয়ান প্রস্তুতকরণের দ্বিতীয় ধাপ কোনটি? (জ্ঞান)
[ক] পোস্টিং
✅ উদ্বৃত্ত নির্ণয়
[গ] লিপিবদ্ধকরণ
[ঘ] শুদ্ধিকরণ

১১০. হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকে কী বলে? (জ্ঞান)
✅ জের টানা
[খ] হিসাব বন্ধকরণ
[গ] প্রাম্ভিক জের
[ঘ] সমাপনী জের

১১১. ‘ব্যালেন্সিং কী? (অনুধাবন)
[ক] হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত
[খ] হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট নির্ণয়
✅ হিসাবের পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয়
[ঘ] রেওয়ামিলের দুদিকের পার্থক্য নির্ণয়

‘T’ ছক - পৃষ্ঠা-৭৭

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১১২. খতিয়ানের ঞ ছকে মোট কয়টি ঘর বিদ্যমান? (জ্ঞান)
[ক] ৬
✅ ৮
[গ] ১০
[ঘ] ১২

১১৩. খতিয়ানের ঞ ছক সমান কয়টি ভাগে বিভক্ত? (জ্ঞান)
[ক] ৪
[খ] ৩
✅ ২
[ঘ] ৮

১১৪. হিসাব বহির পাতার ডান দিককে কী বলে? (জ্ঞান)
[ক] ডেবিট
✅ ক্রেডিট
[গ] লাভ
[ঘ] আয়

১১৫. নিচের কোনটিতে মোট ডেবিট ও মোট ক্রেডিট পোস্টিং এর পরিমাণ নির্ণয় করা হয়? (অনুধাবন)
[ক] আধুনিক ছকে
[খ] চলমান জের ছকে
✅ ঞ ছকে
[ঘ] চারঘরা ছকে

১১৬. খতিয়ানের কোন ছকে হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল সর্বদা সমান করতে হয়? (অনুধাবন)
[ক] চলমান জের ছকে
[খ] চার ঘরা ছকে
[গ] আধুনিক ছকে
✅ সনাতন ছকে

১১৭. ‘T' ছক অনুযায়ী যোগফলের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক? (জ্ঞান)
[ক] যেটি ছোট সেটি উভয় পাশে
✅ যেটি বড় সেটি উভয় পাশে
[গ] যে কোনো একটি উভয় পাশে
[ঘ] যার যার যোগফল তার তার পাশে

১১৮. হিসাবের জের টানার সময় কোনটি যুক্তিযুক্ত হবে? (অনুধাবন)
[ক] দুদিকের পার্থক্যকে বাদ দিতে হবে
✅ দুদিকের পার্থক্যকে সমান করতে হবে
[গ] দুদিকের পার্থক্য কমের দিকে বসাতে হবে
[ঘ] দুদিকের পার্থক্য বেশির দিকে বসাতে হবে

১১৯. কোনো হিসাবের ব্যালেন্স বা উদ্বৃত্ত বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] তার দু’দিকের যোগফলকে
✅ তার দু’দিকের পার্থক্যকে
[গ] তার এক দিকের যোগফলকে
[ঘ] তার দু'দিকের যোগফল সমান হওয়াকে

১২০. কোনো হিসেবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফলের চেয়ে বেশি হলে কোন ব্যালেন্স হয়? (অনুধাবন)
[ক] ডেবিট ব্যালেন্স
✅ ক্রেডিট ব্যালেন্স
[গ] সমাপ্তি ব্যালেন্স
[ঘ] প্রারম্ভিক ব্যালেন্স

১২১. হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলের নীচে দুটি সমান রেখা টেনে কী করা হয়? (জ্ঞান)
[ক] হিসাব খোলা হয়
✅ হিসাব বন্ধ করা হয়
[গ] হিসাব খাত চিহ্নিত করা হয়
[ঘ] আয় ব্যয় শনাক্ত করা হয়

১২২. ব্যালেন্স C/D-এর পূর্ণরূপ কোনটি? (জ্ঞান)
✅ Carried Down
[খ] Cary Down
[গ] Carried Downward
[ঘ] Cross Down

১২৩. B/D-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
[ক] Bring Down
✅ Brought Down
[গ] Bear Down
[ঘ] Bought Down

১২৪. B/D বলতে কী বোঝায়? (জ্ঞান)
[ক] পেছন থেকে আনীত
[খ] সম্মুখে নীত
[গ] স্থানান্তরিত হবে
✅ স্থানান্তরিত হয়েছে

১২৫. C/F দ্বারা কী নির্দেশ করে? (জ্ঞান)
[ক] নীচে নীত
[খ] উপর থেকে আনীত
✅ সম্মুখে নীত
[ঘ] পেছন থেকে আনীত

১২৬. ‘C/F’ এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
[ক] Carried For
[খ] Carrying Forward
[গ] Carrid Forward
✅ Carried Forward

১২৭. B/F-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
✅ Brought Forward
[খ] Borrowed Forward
[গ] Bring Forward
[ঘ] Brought From

১২৮. B/F কী নির্দেশ করে? (জ্ঞান)
[ক] উপর থেকে আনীত
✅ পেছন থেকে আনীত
[গ] স্থানান্তরিত হবে
[ঘ] স্থানান্তরিত হয়েছে

১২৯. কোনো নির্দিষ্ট সময় শেষে হিসাবের যে ব্যালেন্স পাওয়া যায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] প্রারম্ভিক ব্যালেন্স
✅ সমাপ্তি ব্যালেন্স
[গ] ডেবিট ব্যালেন্স
[ঘ] ক্রেডিট ব্যালেন্স

১৩০. সমাপ্তি জের লেখার জন্য সংক্ষেপে কোনটি লেখা হয়? (জ্ঞান)
[ক] বি/ডি
[খ] বি/এফ
[গ] সি/ডি
✅ সি/ডি

১৩১. সমাপ্ত ব্যালেন্স খতিয়ানের একই পৃষ্ঠার নিচের দিকে নিতে হলে কোন শব্দ সংক্ষেপে লিখতে হয়? (জ্ঞান)
[ক] সি/এফ
[খ] বি/ও
✅ সি/ডি
[ঘ] বি/এফ

১৩২. কোন হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স একই খতিয়ানের পিছন থেকে বা অন্য খতিয়ান থেকে আনীত হলে ব্যবহৃত শব্দ সংক্ষেপটি কী? (জ্ঞান)
[ক] সি/ডি
✅ বি/এফ
[গ] বি/ডি
[ঘ] বি/ও

১৩৩. পূর্ববর্তী হিসাবকাল থেকে বর্তমান হিসাবে আনীত বোঝাতে ব্যবহৃত হয় কোনটি? (অনুধাবন)
[ক] b/d
✅ b/f
[গ] c/d
[ঘ] c/f

১৩৪. ‘T’ ছক পদ্ধতিতে সময়ের শেষ তারিখের ব্যালেন্স সি/ডি পরবর্তী সময়ে কোন পার্শ্বে লিপিবদ্ধ হয়? (জ্ঞান)
[]ক ডেবিট পার্শ্বে
[খ] ক্রেডিট পার্শ্বে
✅ বিপরীত পার্শ্বে
[ঘ] একই পার্শ্বে

১৩৫. কোনো খতিয়ান হিসাবকে কখন সমতাপ্রাপ্ত বলা হয়? (অনুধাবন)
[ক] ডেবিট দিকে টাকার অংক বেশি হলে
[খ] ক্রেডিট দিকে টাকার অংক বেশি হলে
✅ আপনা আপনি উভয়দিক সমান হয়ে গেলে
[ঘ] জের টেনে উভয়দিক সমান করা হলে

১৩৬. ডেবিট জের বলতে কী বোঝায়? (জ্ঞান)
[ক] রেওয়ামিলের ডেবিট দিকের যোগফল বেশি হওয়া
[খ] রেওয়ামিলের ক্রেডিট দিকের যোগফল বেশি হওয়া
[গ] খতিয়ানের ক্রেডিট দিকের যোগফল বেশি হওয়া
✅ খতিয়ানের ডেবিট দিকের যোগফল বেশি হওয়া

১৩৭. খতিয়ানের হিসাব বন্ধ করার জন্য কোন চি‎‎হ্নটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] ?
[খ] ✓
✅ =
[ঘ] ~

১৩৮. হিসাবের সমাপ্তি ব্যালেন্স কোন দিকে বসে? (জ্ঞান)
[ক] ক্রেডিট দিকে
[খ] ডেবিট দিকে
✅ ডেবিট ব্যালেন্স ক্রেডিট দিকে ক্রেডিট ব্যালেন্স ডেবিট দিকে
[ঘ] ডেবিট ব্যালেন্স ডেবিট দিকে ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট দিকে

১৩৯. খতিয়ান বইয়ের সমাপ্তি জের নির্ণয় করে দেখানো হয় কখন? (জ্ঞান)
[ক] বছর শেষ হলে
✅ নির্দিষ্ট সময় শেষে
[গ] তিন মাস পর
[ঘ] বছরের মাঝে

১৪০. ক্রেডিট জের বলতে কী বোঝায়? (জ্ঞান)
[ক] জাবেদার ক্রেডিট দিক বেশি হওয়া
[খ] রেওয়ামিলের ক্রেডিট দিক বেশি হওয়া
✅ খতিয়ানের ক্রেডিট দিকে বেশি হওয়া
[ঘ] রেওয়ামিলের ডেবিট দিক বেশি হওয়া

১৪১. শূন্য জের দ্বারা কী বোঝায়? (জ্ঞান)
[ক] জাবেদার দু’দিক সমান হওয়া
[খ] ক্রয় বইয়ের দু’দিক সমান হওয়া
✅ খতিয়ানের দু’দিক সমান হওয়া
[ঘ] রেওয়ামিলের দু’দিক সমান হওয়া

১৪২. খতিয়ান হিসাবের কোন ব্যালেন্স হয়? (জ্ঞান)
[ক] ডেবিট
[খ] ক্রেডিট
✅ ডেবিট অথবা ক্রেডিট
[ঘ] ডেবিট ও ক্রেডিট

১৪৩. ডেবিট ব্যালেন্স সাধারণত কী নির্দেশ করে? (জ্ঞান)
[ক] মূলধন
[খ] রেভিনিউ
[গ] দায়
✅ সম্পদ ও খরচ

১৪৪. ক্রেডিট ব্যালেন্স সাধারণত কোনটি নির্দেশ করে? (জ্ঞান)
[ক] সম্পদ ও খরচ
[খ] আয় ও ব্যয়
✅ আয় ও দায়
[ঘ] সম্পদ ও দায়

১৪৫. নগদ প্রাপ্তি ৪,০০০ টাকা। নগদে ক্রয় ২,৭০০ টাকা ও মনিহারি ক্রয় ৫০০ টাকা হলে নগদান হিসাবে জের কত? (প্রয়োগ)
✅ ৮০০ টাকা
[খ] ১,৮০০ টাকা
[গ] ৬,২০০ টাকা
[ঘ] ৭,২০০ টাকা

১৪৬. মি. হিল্লোল ব্যবসায় প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ছিল ২০,০০০ টাকা। সে নগদে পণ্য বিক্রয় করল ৩০,০০০ টাকা। ভাড়া ও বেতন প্রদান করল যথাক্রমে ১০,০০০ ও ৫,০০০ টাকা। নগদান হিসাবের জের কত? (প্রয়োগ)
✅ ৩৫,০০০ টাকা
[খ] ৪০,০০০ টাকা
[গ] ৪৫,০০০ টাকা
[ঘ] ৫৫,০০০ টাকা

১৪৭. মোহন ব্রাদার্সের খতিয়ানে একটি হিসাবের নাম ‘সুমন হিসাব’। সুমন হিসাবের ব্যালেন্স যদি ডেবিট ব্যালেন্স হয় তা হলে নিচের কোন সম্পর্কটি হবে? (প্রয়োগ)
✅ সুমন মোহনের নিকট দেনাদার
[খ] সুমন মোহনের পাওনাদার
[গ] সুমন হিসাব একটি নামিক হিসাব
[ঘ] মোহন ব্রাদার্স হিসাব একটি নামিক হিসাব

১৪৮. জনাব রায়হানের মূলধন ২০,০০০ টাকা, হাতে নগদ ১৫,০০০ টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত ৫,০০০ টাকা নিয়ে কারবার শুরু করেন। নগদান হিসাবের জের কত হবে? (প্রয়োগ)
[ক] ২০,০০০ টাকা
[খ] ১০,০০০ টাকা
✅ ৪০,০০০ টাকা
[ঘ] ৫০,০০০ টাকা

১৪৯. মি. ফরহাদ তার ব্যবসায়ে আজমের নিকট থেকে পণ্য ক্রয় করেন ১৫,০০০ টাকা। পরবর্তীতে নিম্নমানের জন্য পণ্য ফেরত দেন ৫,০০০ টাকা। ক্রয় হিসাবের জের কত হবে? (প্রয়োগ)
[ক] ২০,০০০ টাকা
✅ ১০,০০০ টাকা
[গ] ৮,০০০ টাকা
[ঘ] ৫,০০০ টাকা

১৫০. মি. আমীন তার ব্যবসায় ১০,০০০ টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খোলেন। চেকের মাধ্যমে আসবাবপত্র ক্রয় করেন ৫,০০০ টাকা। বাড়ি ভাড়া প্রদান করেন ৮,০০০ টাকা। ব্যাংক থেকে উত্তোলন করেন ৩,০০০ টাকা। ব্যাংক হিসাবের জের কত? (প্রয়োগ)
[ক] ৫,০০০ টাকা
[খ] ৪,০০০ টাকা
[গ] ৩,০০০ টাকা
✅ ২,০০০ টাকা

১৫১. জনাব তানভির নগদ ৫০,০০০ টাকা, ৫০,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি মনিকা ট্রেডার্স থেকে ধারে ক্রয় ৭,০০০ টাকা এবং ভাড়া প্রদান করেন ৫,০০০ টাকা। নগদান হিসাবের জের কত হবে? (প্রয়োগ)
[ক] ৫০,০০০ টাকা
✅ ৪৫,০০০ টাকা
[গ] ৬৭,০০০ টাকা
[ঘ] ৫৫,০০০ টাকা

১৫২. মি. আমিনের প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত ছিল ৫০,০০০ টাকা। তিনি চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলেন ৩৫,০০০ টাকা এবং চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করল ৪৫,০০০ টাকা। ব্যাংক হিসাবের জের কত? (উচ্চতর দক্ষতা)
[ক] ৬,০০০
[খ] ১৫,০০০
✅ ৬০,০০০
[ঘ] ৯৫,০০০

১৫৩. কোনো সময়ের সমাপ্তি ব্যালেন্স নিয়ে পরবর্তী বছর হিসাব পুনরায় আরম্ভ করা হলে তাকে কী বলে? (অনুধান)
[ক] ডেবিট নোট
[খ] ক্রেডিট নোট
✅ প্রারম্ভিক জের
[ঘ] ডেবিট উদ্বৃত্ত

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৫৪. খতিয়ান হিসাবের দুদিকের যোগফলের পার্থক্য নির্ণয় করাকে বলা হয়- (অনুধাবন)
i. জের টানা
ii. ব্যালেন্সিং
iii. সমতাপ্রাপ্ত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৫. কোন শব্দসংক্ষেপ দুটি একই অর্থবোধক- (অনুধাবন)
i. বি/ডি
ii. সি/ডি
iii. বি/এফ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৬. সমতা প্রাপ্ত হিসাবের- (অনুধাবন)
i. উদ্বৃত্ত নির্ণয় করা হয় না
ii. মোট ডেবিট ও মোট ক্রেডিট পোস্টিং সমান হয়
iii. ব্যালেন্স সি/ডি বা বি/ডি লেখার প্রয়োজন হয় না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৭. কোনো হিসাবের সমাপ্তি ব্যালেন্স বসে- (অনুধাবন)
i. ডেবিট ব্যালেন্স ক্রেডিট দিকে
ii. ক্রেডিট ব্যালেন্স ডেবিট দিকে
iii. ডেবিট ব্যালেন্স ডেবিট দিকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৮. ব্যয় হিসাবের জের হতে পারে- (অনুধাবন)
i. ডেবিট
ii. ক্রেডিট
iii. শূন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৯. কোনো হিসাবের সমাপনী উদ্বৃত্তকে বলা হয়- (অনুধাবন)
i. বি/ডি
ii. সি/ডি
iii. সি/এফ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
নিচে খতিয়ানের নমুনা দেয়া হলো:
ডেবিট নগদান হিসাব ক্রেডিট
তাংবিবরণজা. পৃ. টাকাতাংবিবরণজা. পৃ. টাকা
২০১৮
মে ১
মূলধন হিসাব
৬০,০০০২০১৮
মে ১০
ক্রয় হিসাব
১০,০০০
মে ৫বিক্রয় হিসাব২০,০০০মে ৩০ব্যালেন্স সি/ডি৭০,০০০
৮০,০০০ ৮০,০০০
জুন ১ব্যালেন্স বি/ডি৭০,০০০
উপরিউক্ত নমুনার আলোকে ১৬০ ও ১৬১ নং প্রশ্নের উত্তর দাও:

১৬০. উপরের নমুনা ছকটি কোন ধরনের ছক? (প্রয়োগ)
✅ ঞ ছক
[খ] চলমান জের ছক
[গ] বিবরণী ছক
[ঘ] আধুনিক ছক

১৬১. উক্ত হিসাব বইয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম, কেননা- (উচ্চতর দক্ষতা)
i. এর ফলে ব্যবসায়ের মোট লাভ সঠিকভাবে জানা যায়
ii. এর ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থা জানা সম্ভব হয়
iii. এর ফলে ব্যবসায়ের জন্য অর্থসংস্থান করা যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬২ ও ১৬৩ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব ইনাম একজন পাইকারী ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানে অহরহ লেনদেন সংঘটিত হয়। তিনি ধারে মাল ক্রয় করেন ৫,০০০, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন ১০,০০০ এবং প্রদেয় বিলের মাধ্যমেও পণ্য ক্রয় করেন ৩,০০০ টাকা।

১৬২. উপর্যুক্ত তথ্য থেকে জনাব ইনামের ক্রয় হিসাবের জের কত টাকা? (প্রয়োগ)
[ক] ৩,০০০ টাকা
[খ] ৫,০০০ টাকা
✅ ৮,০০০ টাকা
[ঘ] ১০,০০০ টাকা

১৬৩. উক্তি হিসাবে জনাব ইনাম যে পৃষ্ঠা নম্বর ব্যবহার করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর সাহায্যে তিনি- (উচ্চতর দক্ষতা)
i. হিসাবে ভুল হলে তার কারণ অনুসন্ধান করতে পারেন
ii. লেনদেনের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে পারেন
iii. জাবেদাকে হিসাবের ক্ষেত্রে গুরুত্ব দিতে পারেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৪ ও ১৬৫ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব রবি ২০১৮ সালের ১লা জানুয়ারিতে ৩০,০০০ টাকা নগদ ও ১০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় শুরু করেন। এছাড়া তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ:
জানু. ০৫নগদ ক্রয় ৬,৫০০ টাকা।
জানু. ০৭ব্যাংকে জমা দান ৫,০০০ টাকা।
জানু. ১৩বিক্রয় ২৫,০০০ টাকা যার ৫০% নগদে ও ৫০% চেকে।
জানু. ২৭আজিমের নিকট থেকে প্রাপ্তি ৩,০০০ টাকা।

১৬৪. জনাব রবির মূলধন হিসাবের জের কত? (প্রয়োগ)
[ক] ১০,০০০ টাকা
[খ] ২০,০০০ টাকা
✅ ৪০,০০০ টাকা
[ঘ] ৪৩,০০০ টাকা

১৬৫. জনাব রবির নগদান হিসাবের জের কত? (প্রয়োগ)
[ক] ৩০,০০০ টাকা
[খ] ৩১,০০০ টাকা
✅ ৩৪,০০০ টাকা
[ঘ] ৪৬,৫০০ টাকা
চলমান জের ছক

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৬৬. চলমান জের ছকে মোট কয়টি ঘর বিদ্যমান? (জ্ঞান)
[ক] ৪
[খ] ৬
✅ ৭
[ঘ] ৮

১৬৭. খতিয়ানের চলমান জের ছকের উপরে ডান দিকে কী লিখতে হয়? (জ্ঞান)
✅ হিসাবের কোড নম্বর
[খ] ক্রেডিট
[গ] ক্রেডিট জের
[ঘ] পৃষ্ঠা নম্বর

১৬৮. নিচের কোন ছকে টাকার চারটি ঘর থাকে? (অনুধাবন)
[ক] প্রচলিত ছকে
[খ] সনাতন ছকে
✅ চলমান জের ছকে
[ঘ] ঞ ছকে

১৬৯. কোন ছকে হিসাবের জের জানার জন্য কোনো সময়ের প্রয়োজন নেই? (অনুধাবন)
[ক] ঞ ছকে
✅ চলমান জের ছকে
[গ] সনাতন ছকে
[ঘ] অ ছকে

১৭০. কোনটি চলমান জের ছকের প্রধান সুবিধা? (অনুধাবন)
[ক] সময় ও শ্রম লাঘব হয়
[খ] এতে হিসাব সংক্ষিপ্ত হয়
[গ] রেওয়ামিল প্রস্তুত সহজ হয়
✅ প্রতিনিয়ত হিসাব জের পাওয়া যায়

১৭১. খতিয়ানের চলমান জের ছক নামে পরিচিত কোনটি? (অনুধাবন)
[ক] ঞ ছক
[খ] সনাতন ছক
[গ] প্রাচীন পদ্ধতির ছক
✅ আধুনিক ছক

১৭২. কোন ছকে প্রতিটি পোস্টিং-এর সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত নির্ণয় করা হয়? (জ্ঞান)
[ক] ঞ ছকে
[খ] সাধারণ ছকে
[গ] সনাতন ছকে
✅ চলমান জের ছকে

১৭৩. চলমান জের ছকে নিচের কোনটি থাকে? (জ্ঞান)
[ক] ব্যালেন্স সি/ডি
[খ] ব্যালেন্স বি/ডি
✅ উদ্বৃত্ত লেখার পৃথক কলাম
[ঘ] ডেবিট ও ক্রেডিট পার্শ্বের যোগফল

১৭৪. চলমান জের ছকে কখন ব্যালেন্স নির্ণয় করা হয়? (জ্ঞান)
[ক] মাসের শেষে
[খ] বছরের শেষে
[গ] হিসাবকাল শেষে
✅ তাৎক্ষণিকভাবে

১৭৫. দ্রুত জের টানার জন্যে কোন ছক ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] ঞ ছক
✅ চলমান জের ছক
[গ] সনাতন ছক
[ঘ] দু’ঘরা ছক

১৭৬. খতিয়ানের আধুনিক ছককে চলমান জের ছক বলার কারণ কী? (জ্ঞান)
[ক] নির্দিষ্ট সময় শেষে উদ্বৃত্ত জানা যায় বলে
✅ যে কোনো সময়ের উদ্বৃত্ত জানা যায় বলে
[গ] ছকটি হতে সিদ্ধান্ত গ্রহণ সহজতর হয় বলে
[ঘ] ছকটি যেকোনো সময় প্রস্তুত করা যায় বলে

১৭৭. আধুনিক পদ্ধতিতে খতিয়ানের সম্পত্তি হিসাবে প্রতিবার ডেবিট টাকার ঘর পূরণের সাথে সাথে কী করা হয়? (অনুধাবন)
[ক] ডেবিট টাকার ঘর পূরণ করতে হয়
✅ ডেবিট জেরের ঘর পূরণ করতে হয়
[গ] ক্রেডিট জেরের ঘর পূরণ করতে হয়
[ঘ] ডেবিট ও ক্রেডিট টাকার ঘর পূরণ করতে হয়

১৭৮. ডেবিট ও ক্রেডিট কলামদ্বয়ের পাশাপাশি অবস্থানের কারণে হিসাব খাতের টাকার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। নিচের কোনটির ক্ষেত্রে এটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
[ক] হিসাবের ঞ ছকে
[খ] জাবেদায়
✅ চলমান জের ছকে
[ঘ] নগদান বই প্রস্তুতে

১৭৯. প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ফলাফল নিরূপণ করা যায় কোনটির মাধ্যমে? (অনুধাবন)
[ক] রেওয়ামিল
[খ] দৈনন্দিন হিসাব
[গ] খতিয়ানের ঞ ছক
✅ খতিয়ানের চলমান জের ছক

১৮০. বাস্তবক্ষেত্রে হিসাবের বিশেষ প্রচলিত ছক কোনটি? (অনুধাবন)
✅ চলমান জের ছক
[খ] স্থায়ী জের ছক
[গ] ঞ ছক
[ঘ] সাত ঘরা খতিয়ান ছক

১৮১. খতিয়ানের সনাতন পদ্ধতি ও আধুনিক পদ্ধতি প্রয়োগের ফলে আর্থিক অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে কোন ধরনের প্রভাব পড়বে বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
[ক] উভয় পদ্ধতির ফলাফলে পার্থক্য হবে
✅ উভয় পদ্ধতির ফলাফল একই হবে
[গ] আধুনিক পদ্ধতিতে প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষিত হবে
[ঘ] সনাতন পদ্ধতিতে প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষিত হবে

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৮২. খতিয়ানের চলমান জের ছকে যেকোনো সময় হিসাব জের নিয়ে সহজেই- (অনুধাবন)
i. রেওয়ামিল প্রস্তুত করে হিসাবের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়
ii. প্রয়োজনে ব্যবসায়ের অন্তর্বর্তীকালীন ফলাফল নিরূপণ করা যায়
iii. ব্যবসায়ের সামগ্রিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা সম্ভব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৩. ব্যবসায়ে চলমান জের ছক ব্যবহার করার কারণে- (অনুধাবন)
i. ব্যবসায়ের সময়, শ্রম ও কাগজের সাশ্রয় হয়
ii. সামগ্রিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা যায়
iii. ব্যবসায়ের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নির্ণয় করা যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৪. আধুনিক ছকে খতিয়ান প্রস্তুত সুবিধাজনক কারণ এতে- (অনুধাবন)
i. প্রতিনিয়ত হিসাবের জের পাওয়া যায়
ii. তৃতীয়পক্ষের নিকট বিশ্বাসযোগ্যতা বাড়ে
iii. সময় শ্রম ও কাগজের সাশ্রয় হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৫ ও ১৮৬ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব মেহেদীর খতিয়ান
নগদান হিসাব
তারিখ বিবরণ জা. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স
ডেবিট ক্রেডিট
২০১৮
জানু. ১
” ৫
মূলধন হিসাব
ক্রয় হিসাব
৮০,০০০
১০,০০০
৮০,০০০
৭০,০০০
” ১০
” ১৫ব্যাংক হিসাব
ভাড়া হিসাব
১০,০০০২০,০০০৫০,০০০
৬০,০০০

১৮৫. উল্লিখিত হিসাবের আওতার বাহিরে কোনটি? (প্রয়োগ)
[ক] মূলধন আনয়ন ৮০,০০০ টাকা
[খ] ব্যাংকে জমাদান ২০,০০০ টাকা
✅ দেনাদারের বাট্টা প্রদান ৫০০ টাকা
[ঘ] ভাড়া প্রাপ্তি ১০,০০০ টাকা

১৮৬. উদ্দীপকে প্রদত্ত ছকটিকে বলা হয়- (উচ্চতর দক্ষতা)
i. চলমান জের ছক
ii. সনাতন ছক
iii. চারঘরা ছক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৮৭. ধারে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা এবং যন্ত্রপাতি ক্রয় ৪০,০০০ টাকা। এক্ষেত্রে খতিয়ান বইতে কোন কোন হিসাব খুলতে হবে? (প্রয়োগ)
[ক] পণ্য বিক্রয় হিসাব ও দেনাদার হিসাব
✅ বিক্রয় হিসাব, যন্ত্রপাতি হিসাব, দেনাদার হিসাব ও নগদান হিসাব
[গ] যন্ত্রপাতি হিসাব, বিক্রয় হিসাব ও দেনাদার হিসাব
[ঘ] বিক্রয় হিসাব, যন্ত্রপাতি হিসাব, পাওনাদার হিসাব ও নগদান হিসাব

১৮৮. বাকিতে পণ্য ক্রয় ১০,০০০ টাকা এবং আসবাবপত্র ক্রয় ৫০,০০০ টাকা। এক্ষেত্রে খতিয়ান বহিতে কোন কোন হিসাব খুলতে হবে? (প্রয়োগ)
[ক] ক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব ও দেনাদার হিসাব
[খ] পণ্য ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব
✅ ক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব পাওনাদার হিসাব ও নগদান হিসাব
[ঘ] আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব ও বিবিধ দেনাদার হিসাব

১৮৯. মুনাফা জাতীয় হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা কারবারের কী বোঝায়? (অনুধাবন)
[ক] মুনাফা বা লাভ
✅ খরচ বা ব্যয়
[গ] দেনা পাওনা
[ঘ] সম্পত্তি ও স্থিতি

১৯০. খরচ, ব্যয়, লোকসান, ক্ষতি সংক্রান্ত হিসাবগুলো সবসময় কোনটি নির্দেশ করে? (অনুধাবন)
[ক] প্রারম্ভিক জের
[খ] সমাপ্তি জের
[গ] ক্রেডিট জের
✅ ডেবিট জের

১৯১. যে হিসাবে ডেবিট উদ্বৃত্ত থাকে তাকে কী করলে হ্রাস পাবে? (অনুধাবন)
[ক] ডেবিট করলে
✅ ক্রেডিট
[গ] মুছে ফেললে
[ঘ] বৃদ্ধি

১৯২. সম্পদ হিসাবের ক্রেডিট জের কী নির্দেশ করে? (অনুধাবন)
✅ দেনা
[খ] পাওনা
[গ] আয় ও ব্যয়
[ঘ] দেনা ও পাওনা

১৯৩. নিচের কোন হিসাবগুলোর সর্বদাই ক্রেডিট ব্যালেন্স হয়? (অনুধাবন)
[ক] প্রাপ্য ভাড়া, প্রাপ্য বিল, প্রদেয় বিল
[খ] উত্তোলন, মূলধন, প্রদেয় বিল
[গ] দালানকোঠা, প্রাপ্য বিল, প্রদেয় বিল
✅ পাওনাদার, ঋণ, প্রদেয় বিল

১৯৪. আয়-ব্যয় হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা কী বোঝায়? (অনুধাবন)
[ক] সম্পত্তি
✅ খরচ
[গ] আয়
[ঘ] প্রাপ্তি

১৯৫. আয়-ব্যয় হিসাবের ক্রেডিট ব্যালেন্স কী প্রকাশ করে? (অনুধাবন)
[ক] সম্পত্তি
[খ] দায়
✅ আয়
[ঘ] ব্যয়

১৯৬. জনাব নূর হোসেন নগদ ১,৫০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তিনি নগদে পণ্য বিক্রয় করলেন ৪৫,০০০ টাকা। ভাড়া প্রদান করলেন ২৫,০০০ টাকা। সর্বশেষ তার নগদান হিসাবের জের কত হবে? (অনুধাবন)
[ক] ১,৫০,০০০ টাকা
✅ ১,৭০,০০০ টাকা
[গ] ১,৭৫,০০০ টাকা
[ঘ] ১,৯৫,০০০ টাকা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৭ ও ১৯৮ নং প্রশ্নের উত্তর দাও:
রাজিব এন্ড কোং-এর ক্রয় খতিয়ানের জের ১০,০০০ টাকা, বিক্রয় খতিয়ানের জের ১৬,০০০ টাকা। তিনি উক্ত বছরে বাকিতে ৪,০০০ টাকা ও ৪,৫০০ টাকার পণ্য যথাক্রমে ক্রয় ও বিক্রয় করেন।

১৯৭. শুরুতে রাজিব এন্ড কোং-এর পাওনার পরিমাণ কত ছিল? (প্রয়োগ)
[ক] ৬,০০০ টাকা
[খ] ১০,০০০ টাকা
✅ ১৬,০০০ টাকা
[ঘ] ২৬,০০০ টাকা

১৯৮. রাজিব এন্ড কোং এর মতে ক্রয় বই ও ক্রয় হিসাবের মধ্যে পার্থক্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. প্রথমটি খতিয়ান পরেরটি জাবেদা
ii. প্রথমটি জাবেদা পরেরটি খতিয়ান
iii. প্রথমটি প্রাথমিক বই পরেরটি পাকা বই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

সাধারণ খতিয়ান ও সহকারী খতিয়ান

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৯৯. খতিয়ান কয় ধরনের? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২০০. নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব, প্রভৃতিকে কী বলা হয়? (জ্ঞান)
✅ সাধারণ খতিয়ান
[খ] সহকারী খতিয়ান
[গ] সহযোগী খতিয়ান
[ঘ] মূল খতিয়ান

২০১. সাধারণ খতিয়ানের মধ্য হতে শুধুমাত্র দেনাদার ও পাওনাদার হিসাবদ্বয় কী নামে অভিহিত? (জ্ঞান)
[ক] সাধারণ খতিয়ান
✅ মূল হিসাব
[গ] সহকারী খতিয়ান
[ঘ] সাময়িক হিসাব

২০২. প্রতিটি দেনাদার ও পাওনাদারের জন্য পৃথকভাবে প্রস্তুতকৃত খতিয়ানকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] মূল খতিয়ান
[খ] সাধারণ খতিয়ান
✅ সহকারী খতিয়ান
[ঘ] আধুনিক খতিয়ান

২০৩. নিচের কোনটি সাধারণ খতিয়ান? (অনুধাবন)
[ক] রাজিব স্টোরস হিসাব
[খ] রাখি ট্রেডার্স হিসাব
✅ ক্রয় হিসাব
[ঘ] হায়দার এন্টারপ্রাইজ হিসাব

২০৪. নিচের কোনটি সহকারী খতিয়ান? (অনুধাবন)
[ক] ক্রয় হিসাব
[খ] বিক্রয় হিসাব
[গ] দেনাদার হিসাব
✅ মি. রাজিব হিসাব

২০৫. হৃদয়ের নিকট বিক্রয় করা হলো ১,০০০ টাকা। এর জন্য কোন হিসাবের অধীনে তার হিসাবটিকে সাধারণ খতিয়ানে লেখা হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] বিবিধ পাওনাদার হিসাব
✅ বিবিধ দেনাদার হিসাব
[গ] মিলন হিসাব
[ঘ] বিক্রয় হিসাব

২০৬. সহকারী খতিয়ানে হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা কী প্রকাশ পায়? (জ্ঞান)
[ক] দেনা
✅ পাওনা
[গ] খরচ
[ঘ] আয়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২০৭. সাধারণ খতিয়ানের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. দেনাদার হিসাব
ii. পাওনাদার হিসাব
iii. নগদান হিসাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৮. সহকারী খতিয়ানের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. রাখি ট্রেডার্স হিসাব
ii. পাওনাদার হিসাব
iii. হৃদয় এন্টারপ্রাইজ হিসাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৯. সহকারী খতিয়ান বলতে বোঝায়- (অনুধাবন)
i. পাওনাদারের জন্য প্রস্তুতকৃত খতিয়ান
ii. ক্রয়ের জন্য প্রস্তুতকৃত খতিয়ান
iii. দেনাদারের জন্য প্রস্তুতকৃত খতিয়ান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১০. মূল হিসাব নামে অভিহিত করা হয়- (অনুধাবন)
i. দেনাদার হিসাবকে
ii. নগদান হিসাবকে
iii. পাওনাদার হিসাবকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১১. সাধারণ খতিয়ানে পোস্টিং দেয়া হয়- (অনুধাবন)
i. প্রতিদিন
ii. সপ্তাহান্তে
iii. মাসান্তে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১২ ও ২১৩ নং প্রশ্নের উত্তর দাও:

২১২. উপরের ছকে দেনাদার হিসাবকে কোন ধরনের খতিয়ান বলা হয়? (প্রয়োগ)
[ক] বিশেষ খতিয়ান
[খ] সহকারী খতিয়ান
✅ সাধারণ খতিয়ান
[ঘ] বিশদ খতিয়ান

২১৩. ছক অনুযায়ী সহকারী খতিয়ানের অন্তর্ভুক্ত- (উচ্চতর দক্ষতা)
i. খ হিসাব
ii. ঘ হিসাব
iii. চ হিসাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

বিশেষ জাবেদা ও সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২১৪. কোনটি থেকে সহকারী খতিয়ান প্রস্তুত হয়? (জ্ঞান)
[ক] ক্রয় ও পাওনাদার
[খ] ক্রয় ও দেনাদার
[গ] ক্রয় ও বিক্রয়
✅ দেনাদার ও পাওনাদার

২১৫. ক্রয় জাবেদা থেকে কী কী খতিয়ান করা যায়? (জ্ঞান)
[ক] ক্রয় ও বিক্রয় হিসাব
[খ] ক্রয় ও দেনাদার হিসাব
✅ ক্রয় ও পাওনাদার হিসাব
[ঘ] দেনাদার ও পাওনাদার হিসাব

২১৬. বিক্রয় থেকে কী কী খতিয়ান প্রস্তুত করা যায়? (জ্ঞান)
[ক] ক্রয় ও বিক্রয় হিসাব
[খ] ক্রয় ও পাওনাদার হিসাব
✅ বিক্রয় ও দেনাদার হিসাব
[ঘ] পাওনাদার ও দেনাদার হিসাব

২১৭. রিপনের নিকট থেকে ১৪,০০০ টাকার পণ্য ক্রয় করে ১০% কারবারি বাট্টা পেলে ক্রয় হিসাবে কত টাকা দেখানো হবে? (প্রয়োগ)
[ক] ২,০০০ টাকা
[খ] ১২,০০০ টাকা
✅ ১২,৬০০ টাকা
[ঘ] ১৪,০০০ টাকা

২১৮. বাকিতে ইমরানের নিকট ৫% বাট্টায় ১৫,০০০ টাকা ও ২০,০০০ টাকার পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাবে কত টাকা দেখানো হবে? (প্রয়োগ)
[ক] ১৫,০০০ টাকা
[খ] ২০,০০০ টাকা
✅ ৩৩,২৫০ টাকা
[ঘ] ৩৫,০০০ টাকা

২১৯. ৩% বাট্টায় কাজলের নিকট থেকে নগদে ২,০০০ টাকা ও বাকিতে ৩০,০০০ টাকার পণ্য ক্রয় করলে সহকারী খতিয়ানে কত টাকা দেখানো হবে? (প্রয়োগ)
✅ ২৯,১০০ টাকা
[খ] ৩০,০০০ টাকা
[গ] ৩১,০৪০ টাকা
[ঘ] ৩২,০০০ টাকা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২২০. বিশেষ জাবেদা হতে পোস্টিং দেওয়া হয়- (অনুধাবন)
i. সহকারী খতিয়ানে
ii. জরুরি খতিয়ানে
iii. সাধারণ খতিয়ানে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২১. সাধারণ খতিয়ানের মধ্য হতে শুধুমাত্র দেনাদার ও পাওনাদার হিসাবদ্বয়কে মূল হিসাবের নামে অভিহিত করা হয়; কারণ- (উচ্চতর দক্ষতা)
i. দেনাদার হিসাব দেনাদারবৃন্দের সমষ্টি
ii. পাওনাদার হিসাব পাওনাদারবৃন্দের সমষ্টি
iii. সাধারণ খতিয়ানের সমষ্টি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২২. বিশেষ জাবেদা হতে সাধারণ খতিয়ানে পোস্টিং দেওয়া হয়- (অনুধাবন)
i. প্রতিদিন
ii. সপ্তাহ শেষে
iii. মাসান্তে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৩. সহকারী খতিয়ান হিসাব প্রস্তুত করা যায়- (অনুধাবন)
i. ক্রয় বই থেকে
ii. বিক্রয় বই থেকে
iii. নগদান বই থেকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

খতিয়ান উদ্বৃত্ত গাণিতিক শুদ্ধতা যাচাই

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২২৪. খতিয়ান উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুতের মূল্য উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
[ক] হিসাবের সংক্ষিপ্তকরণ
✅ গাণিতিকি শুদ্ধতা যাচাইকরণ
[গ] হিসাবগুলোকে শ্রেণিবদ্ধ ও সারিবদ্ধভাবে লিপিবদ্ধকরণ
[ঘ] আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

২২৫. গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে ব্যাঘ্যাত ঘটে কখন? (অনুধাবন)
[ক] খতিয়ান থেকে প্রাপ্ত হিসাবের ডেবিট উদ্বৃত্তের যোগফল ক্রেডিট উদ্বৃত্তের সমান হলে
[খ] নগদান বই প্রস্তুতে ভুল হলে
[গ] পণ্য বিক্রয়ের ফরমায়েশ প্রাপ্তি হিসাবে অন্তর্ভুক্ত না হলে
✅ রেওয়ামিলে অনিশ্চিত হিসাব প্রদর্শিত হলে

২২৬. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা কোথায় ধরা পড়ে? (জ্ঞান)
[ক] চূড়ান্ত হিসাবে
✅ রেওয়ামিলে
[গ] দু’তরফা দাখিলায়
[ঘ] একতরফা দাখিলায়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২২৭. খতিয়ান উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করলে- (অনুধাবন)
i. খতিয়ানের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্সের সমষ্টি জানা যায়
ii. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই হয়
iii. আর্থিক বিবরণী প্রস্তুত সহজ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৮. রহমান সাহেব একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ে সংঘটিত লেনদেনসমূহ দু’তরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন। তিনি যেকোনো সময় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে চান। এ পরিস্থিতিতে- (উচ্চতর দক্ষতা)
i. চলমান জের ছক পদ্ধতিতে খতিয়ান প্রস্তুত করতে হবে
ii. হিসাবের জের নিয়ে রেওয়ামিল প্রস্তুত করতে হবে
iii. জাবেদায় ব্যাখ্যাসহ প্রতিটি লেনদেন লিখতে হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৯. কোনটি লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল?
[ক] জাবেদা
[খ] রেওয়ামিল
[গ] আর্থিক বিবরণী
✅ খতিয়ান

২৩০. খতিয়ান বই তৈরি করার সময় কোনটি উল্লেখ করতে হয়?
[ক] খতিয়ান পৃ.
✅ জাবেদা পৃ.
[গ] ভাউচার নং
[ঘ] চালান নং

২৩১. জাবেদা কোনটির সহকারী বই?
[ক] রেওয়ামিল
[খ] নগদান বই
[গ] চূড়ান্ত হিসাব
✅ খতিয়ান

২৩২. হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের পার্থক্যকরণের জন্য উদ্বৃত্ত নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে?
[ক] জাবেদা
✅ খতিয়ান
[গ] রেওয়ামিল
[ঘ] আর্থিক বিবরণী

২৩৩. খতিয়ান হিসাবের দুদিক সমান করার কাজকে কী বলা হয়?
[ক] জের টানা
[খ] সমীকরণ
✅ জের টানা বা সমীকরণ
[ঘ] সমন্বয়করণ

২৩৪. খতিয়ান হিসাব কয় প্রকার ছকে করা যায়?
[ক] তিন প্রকার
✅ দুই প্রকার
[গ] এক প্রকার
[ঘ] চার প্রকার

২৩৫. Brought ফড়হি বলতে কী বোঝায়?
✅ উপর থেকে আনীত
[খ] পেছন থেকে আনীত
[গ] অপর পৃষ্ঠা হতে আনীত
[ঘ] সম্মুখে নীত

২৩৬. কোন পদ্ধতির খতিয়ানে প্রতিনিয়ত হিসাবের জের পাওয়া যায়?
[ক] ‘T’ ছক পদ্ধতির খতিয়ানে
✅ চলমান জের ছক পদ্ধতির খতিয়ানে
[গ] ‘T’ ছক ও ‘চলমান জের ছক’ উভয় পদ্ধতির খতিয়ানে
[ঘ] রেওয়ামিলের ছক

২৩৭. খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম ধাপ কোনটি?
[ক] ব্যালেন্সিং
[খ] এন্টি চিহ্নিতকরণ
✅ পোস্টিং
[ঘ] এডিটিং

২৩৮. হিসাবের ডেবিট দিকের যোগফল এবং ক্রেডট দিকের যোগফলের অন্তরকে কী বলা হয়?
✅ জের
[খ] ক্রেডিট করা
[গ] ডেবিট করা
[ঘ] হিসাব বন্ধ করা

২৩৯. ব্যালেন্সিং কী?
[ক] হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত
[খ] হিসাবের পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট নির্ণয়
✅ হিসাবের পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয়
[ঘ] রেওয়ামিলের দুদিকের পার্থক্য নির্ণয়

২৪০. ক্রয় হিসাব সবসময়-
[ক] ক্রেডিট ব্যালেন্স হয়
[খ] কোনো ব্যালেন্স হয় না
[গ] ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স হয়
✅ ডেবিট ব্যালেন্স হয়

২৪১. কোনো হিসাবের ডেবিট ও ক্রেডিট পার্শ্বের যোগফলের পাথর্ককে কী বলে?
✅ উদ্বৃত্ত
[খ] ব্যয়
[গ] আয়
[ঘ] ঋণ

২৪২. জের টানার আরেক নাম কী?
[ক] সমতাপ্রাপ্ত
[খ] সমতাহীন
[গ] অসমাপ্তপ্রাপ্ত
✅ ব্যালেন্সিং

২৪৩. জাবেদা থেকে খতিয়ান তৈরির কাজকে কী বলা হয়?
✅ শ্রেণিবিন্যাস
[খ] সংক্ষিপ্তকরণ
[গ] সমন্বয়করণ
[ঘ] মিলকরণ

২৪৪. হিসাবের প্রতিটি খাতের উদ্বৃত্ত কখন জানা যায়?
[ক] প্রতিদিন
[খ] ছয়মাস পর
[গ] এক বছর পর
✅ নির্দিষ্ট সময় পর

২৪৫. খতিয়ানের চলমান জের ছকের প্রধান সুবিধা হলো-
[ক] সাতঘরা খতিয়ান ছক
[খ] চারঘরা খতিয়ান ছক
✅ চারঘরা খতিয়ান ছক
[ঘ] বহুঘরা খতিয়ান ছক

২৪৬. খতিয়ানের চলমান জের ছকের প্রধান সুবিধা হলো-
[ক] ব্যবসায়ীকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করে
✅ প্রত্যেক হিসাবের ব্যালেন্স সবসময় পাওয়া যায়
[গ] এটি ব্যবসায় পকিল্পনা তৈরি সহজতর করে
[ঘ] এর মাধ্যমে খরচ নিয়ন্ত্রণ করা সহজ হয়

২৪৭. কোন ছকে হিসাবের জের জানার জন্য কোনো সময়ের দরকার হয় না?
[ক] জাবেদা ছক
[খ] সনাতন ছক
[গ] ঞ ছক
✅ চলমান জের ছক

২৪৮. আয় বা লাভজাতীয় হিসাবগুলো সর্বদা নির্দেশ করে-
[ক] ডেবিট ব্যালেন্স
✅ ক্রেডিট ব্যালেন্স
[গ] প্রারম্ভিক ব্যালেন্স
[ঘ] সমাপ্তি ব্যালেন্স

২৪৯. বাকিতে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা এবং যন্ত্রপাতি ক্রয় ৫০,০০০ টাকা। এক্ষেত্রে খতিয়ান বইতে কোন কোন হিসাব খুলতে হবে?
[ক] বিক্রয় হিসাব, যন্ত্রপাতি হিসাব, পাওনাদার হিসাব ও নগদান হিসাব
[খ] পণ্য বিক্রয় হিসাব ও দেনাদার হিসাব
✅ বিক্রয় হিসাব. যন্ত্রপাতি হিসাব, দেনাদার হিসাব ও নগদান হিসাব
[ঘ] যন্ত্রপাতি হিসাব, বিক্রয় হিসাব ও দেনাদার হিসাব

২৫০. খতিয়ানের কাজ হলো-
i. আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ
ii. পোস্টিং বা খতিয়ানভুক্তকরণ
iii. ব্যালেন্সিং বা জের টানা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫১. হিসাবের সমাপ্তি জের নির্ণয়ে লিখতে হয়-
i. স্থানান্তরিত হবে
ii. সি/ডি
iii. সি/এফ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫২. হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকে বলা হয়-
i. জের টানা
ii. ব্যালেন্সিং
iii. সমতাপ্রাপ্ত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৩. খতিয়ান প্রস্তুতের জন্য-
i. জাবেদা দাখিলা জরুরি
ii. জাবেদা দাখিলা জরুরি নয়
iii. সুনির্দিষ্ট ছক জরুরি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৪. খতিয়ান হলো-
i. হিসাবের স্থায়ীত ভাণ্ডার
ii. লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল
iii. লেনদেনের শ্রেণিবিন্যাসকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৫. খতিয়ানের বৈশিষ্ট্য হলো-
i. পৃথক শিরোনাম
ii. শ্রেণিবদ্ধকরণ
iii. উদ্বৃত্তকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৬. খতিয়ানের ক্ষেত্রে প্রযোজ্য-
i. খতিয়ান হিসাবের পাকা বই
ii. খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়
iii. খতিয়ানে লেনদেনগুলোর বিস্তারিত ব্যাখ্যা থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫৭-২৫৯ নং প্রশ্নের উত্তর দাও:
মিসেস আনোয়ারা হোসেন একজন ব্যবসায়ী। তিনি প্রতিষ্ঠানে সংঘটিত সকল লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধ করেন। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি সকল লিপিবদ্ধকৃত লেনদেনের ফলাফল পর্যবেক্ষণ করেন। তার প্রতিষ্ঠানে ২০১৮ সালের জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ:
জানু. -১মূলধনের উদ্বৃত্ত ১০,০০০ টাকা।
জানু. -৪বাকিতে ক্রয় ১৫,০০০ টাকা।
জানু. -২০অতিরিক্ত মূলধন আনয়ন ৫,০০০ টাকা।

২৫৭. জানু. ৪তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবগুলো কোন জের প্রকাশ করে?
[ক] প্রথমটি ডেবিট, পরেরটি ডেবিট
[খ] উভয়ই ডেবিট
✅ প্রথমটি ডেবিট পরেরটি ক্রেডিট
[ঘ] উভয়ই ক্রেডিট

২৫৮. প্রতিষ্ঠানের খতিয়ান বইতে মিসেস আনোয়ারা হোসেন সকল লেনদেন লিপিবদ্ধ করেন কেন?
[ক] সুন্দরভাবে সাজিয়ে রাখতে
✅ সার্বিক ফলাফল সম্পর্কে জেনে সিদ্ধান্ত গ্রহণের জন্য
[গ] জাবেদা বই সংরক্ষণ হতে বিরত থাকার জন্য
[ঘ] এখানে একাধিক টাকার ঘর থাকে তাই

২৫৯. ৩১ জানুয়ারিতে মিসেস আনোয়ারা হোসেনের মূলধনের উদ্বৃত্ত কত? (প্রয়োগ)
[ক] ৫,০০০ টাকা
[খ] ১০,০০০ টাকা
✅ ১৫,০০০ টাকা
[ঘ] ৩০,০০০ টাকা
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide