৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
হিসাববিজ্ঞান
ষষ্ঠ অধ্যায়
জাবেদা
Class 9-10 Accounting MCQ Question and Answer. SSC Accounting MCQ Question and Answer for SSC Exam Preparation. SSC Hisab Biggan mcq Proshno Uttor. Hisab Biggan MCQ Question and Answer.
Accounting
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
📚 পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি ✍️
● জাবেদার ধারণা
ব্যবসায়িক লেনদেনসমূহ সংঘটিত হওয়ার পর তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ যে বইয়ে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয়, তাকে জাবেদা বলা হয়। একে কেউ কেউ হিসাবের প্রাথমিক বই, সহকারী বই, সাহায্যকারী বই, দৈনিক বই হিসেবেও অভিহিত করে থাকেন।
● জাবেদার গুরুত্ব
প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া অত্যাবশ্যক। এই হিসাবের ভিত্তিতেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাববিজ্ঞানের মুখ্য এই উদ্দেশ্য অর্জনে জাবেদা বিশেষ ভূমিকা পালন করে।
লেনদেন লিপিবদ্ধকরণ: দৈনন্দিন সংঘটিত লেনদেনগুলোকে জাবেদায় তারিখের ক্রমানুসারে ধারাবাহিক আকারে লিপিবদ্ধ করা হয়। এ কারণে লেনদেনগুলো পরবর্তীতে খতিয়ানে অন্তর্ভুক্তকরণে কোন অসুবিধা না হয়।
লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা: জাবেদায় লেনদেন তারিখের ক্রমানুসারে লিখা হয় বলে নির্দিষ্ট তারিখে, সপ্তাহে বা মাসে মোট কয়টি লেনদেন ঘটেছে তা সহজেই জানা যায়। বিভিন্ন সময়ে মোট কত টাকার লেনদেন হয়েছে সেটির পরিমাণও জানা যায়।
দ্বৈত স্বত্বার প্রয়োগ নিশ্চিত: কোনো লেনদেন সংঘটিত হওয়া মাত্র দু’তরফা দাখিলা পদ্ধতি সূত্রমতে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে একটি হিসাবকে ডেবিট ও অন্য হিসাবকে ক্রেডিট করে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ফলে জাবেদা হতে দ্বৈত স্বত্বার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
লেনদেনের ব্যাখ্যা: প্রতিটি লেনদেনের উৎস ও প্রকৃতি নিরূপণের উদ্দেশ্যে তারিখ অনুযায়ী জাবেদাভুক্ত প্রতিটি লেনদেনের সপক্ষে প্রয়োজনীয়, প্রাসঙ্গিক ও সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করা হয়।
ভুলত্রুটি হ্রাস: লেনদেন খতিয়ানে অন্তর্ভুক্তের পূর্বে জাবেদায় লিপিবদ্ধ করা হয় বলে হিসাবে ভুলত্রুটি এবং খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়।
ভবিষ্যৎ সূত্র: জাবেদায় লেনদেনসমূহকে তারিখের ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয়। কারণ, ভবিষ্যৎ যেকোনো প্রয়োজনে জাবেদা দলিল বা প্রমাণস্বরূপ হিসেবে ব্যবহার করা যায়।
পাকা বহির সহায়ক: জাবেদা খতিয়ানের সহায়ক বই স্বরূপ কাজ করে বিধায়, খতিয়ান প্রস্তুত সহজ, পরিচ্ছন্ন ও নির্ভুল হয়।
● জাবেদার শ্রেণিবিভাগ
লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে জাবেদার শ্রেণিবিভাগ করা হয়।
● বিশেষ জাবেদা
১. ক্রয় জাবেদা: ক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়।
২. বিক্রয় জাবেদা: বিক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয়।
৩. ক্রয় ফেরত জাবেদা: বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হলে ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
৪. বিক্রয় ফেরত জাবেদা: বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
৫. নগদ প্রাপ্তি জাবেদা: যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রাপ্তি ঘটে (নগদ পণ্য বিক্রয়সহ) তা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
৬. নগদ প্রদান জাবেদা: যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রদান ঘটে (নগদ পণ্য ক্রয়সহ) তা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
● প্রকৃত জাবেদা
সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা একই অর্থবোধক। যে সকল লেনদেন বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না সে সকল জাবেদা প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়।
১. সংশোধনী জাবেদা: লেনদেন লিপিবদ্ধকরণে কোন ভুল সংঘটিত হলে তা সংশোধন করতে হয়। ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাই সংশোধনী জাবেদা।
২. সমন্বয় জাবেদা: আর্থিক বিবরণী প্রস্তুতের সময় অলিখিত এবং অসমন্বিত দফা অন্তর্ভুক্তির জন্য যে জাবেদা প্রদান করা হয় তাই সমন্বয় জাবেদা।
৩. সমাপনী জাবেদা: কোন নির্দিষ্ট বছরের মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবসমূহ বন্ধ করার জন্য যে জাবেদা প্রদান করা হয় তাই সমাপনী জাবেদা।
৪. প্রারম্ভিক জাবেদা: ব্যবসায় প্রতিষ্ঠান একটি চলমান প্রক্রিয়া। বিগত বছরের হিসাবকালের শেষ দিনের সম্পদ, দায় ও স্বত্বাধিকারের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে হিসাবে নিয়ে আসার জন্য প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয়।
● বাট্টা ও বাট্টার প্রকারভেদ
সাধারণ অর্থে, কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে, যতটুকু মূল্য কম পরিশোধ করা হল, তাই বাট্টা। ব্যবসায় প্রতিষ্ঠানে এই বাট্টা দেওয়া ও পাওয়া উভয়ই হয়ে থাকে।
কারবারি বাট্টা: বিক্রেতা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে। বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে তা কারবারি বাট্টা হিসেবে গণ্য করা হয়। কারবারি বাট্টা বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা এবং ক্রেতার জন্য ক্রয় বাট্টা।
নগদ বাট্টা: ক্রেতা-বিক্রেতার মাঝে দেনা-পাওনার দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাই নগদ বাট্টা। এই বাট্টা বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা এবং ক্রেতার জন্য প্রাপ্ত বাট্টা। উভয়পক্ষ তাদের হিসাবের বইতে এই বাট্টা লিপিবদ্ধ করে থাকে।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. জাবেদাকে বলা হয়-
i. প্রাথমিক বই
ii. সহকারী বই
iii. স্থায়ী বই
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২. জাবেদা থেকে জানা যায়-
i. মোট লেনদেনের সংখ্যা
ii. মোট অর্থের পরিমাণ
iii. লেনদেন সংঘটিত হওয়ার কারণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩. প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়-
[ক] ক্রয় জাবেদা
[খ] বিক্রয় জাবেদা
✅ সমন্বয় জাবেদা
[ঘ] নগদ জাবেদা
৪. ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়-
[ক] সকল পণ্য ক্রয়
[খ] সকল নগদ পণ্য ক্রয়
[গ] সকল ক্রয়
✅ সকল বাকীতে পণ্য ক্রয়
৫. বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল-
[ক] ডেবিট নোট
✅ ক্রেডিট নোট
[গ] ডেবিট ভাউচার
[ঘ] ক্রেডিট ভাউচার
৬. কোন দাখিলার মাধ্যমে আয়-ব্যয় হিসাব বন্ধ করা হয়-
[ক] প্রারম্ভিক দাখিলা
[খ] স্থানান্তর দাখিলা
[গ] সমন্বয় দাখিলা
✅ সমাপনী দাখিলা
৭. কোনটি ক্রয়ের জন্য ‘অফিস সরঞ্জাম হিসাব’ ডেবিট হবে-
[ক] স্ট্যাপলার
✅ কম্পিউটার
[গ] পেপার ওয়েট
[ঘ] আসবাবপত্র
৮. কর্মচারী শাকিলের বেতন অপরিশোধিত রয়েছে ৩,০০০। উপযুক্ত জাবেদা দাখিলা হবে-
[ক] শাকিল হিসাবডে:
[খ] বেতন হিসাব ডে: বেতন হিসাব ক্রে: শাকিল হিসাব ক্রে:
✅ বেতন হিসাব ডে:
[ঘ] বকেয়া বেতন হিসাব ডে:
বকেয়া বেতন হিসাব ক্রে: বেতন হিসাব ক্রে:
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯, ১০, ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও-
২০১৮ সালের ১ অক্টোবর তারিখে সাবিনা ইয়াসমিন নিজস্ব জমি বিক্রয় করে ২,০০,০০০ টাকা এবং প্রতিষ্ঠানের নামে ব্যাংক হতে ১,০০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। অক্টোবর ২ তারিখে ৫০,০০০ টাকার পণ্য জনাব মনিরের নিকট হতে বাকিতে ক্রয় করেন। অক্টোবর ৫ তারিখে ৪০,০০০ টাকার আসবাবপত্র নগদে ক্রয় করেন। অক্টোবর ১০ তারিখে নগদে জনাব মাসুদের নিকট ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন। অক্টোবর ১৫ তারিখে মনিরের নিকট ৫,০০০ টাকার পণ্য ফেরত প্রদান করেন।
৯. সাবিনা ইয়াসমিনের মূলধনের পরিমাণ কত?
[ক] ১,০০,০০০
✅ ২,০০,০০০
[গ] ৩,০০,০০০
[ঘ] ৩,৪০,০০০
১০. অক্টোবর ৫ তারিখের লেনদেনটি লিপিবদ্ধ হবে-
i. ক্রয় জাবেদায়
ii. নগদ প্রদান জাবেদায়
iii. সাধারণ জাবেদায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১১. ১০ তারিখের লেনদেনটির সঠিক জাবেদা-
[ক] মাসুদ হিসাব ডে:
✅ নগদান হিসাব ডে:
বিক্রয় হিসাব ক্রে: বিক্রয় হিসাব ক্রে:
[গ] নগদান হিসাবডে:
[ঘ] মাসুদ হিসাবডে:
মাসুদ হিসাব ক্রে: নগদান হিসাব ক্রে:
১২. ১৫ তারিখের লেনদেনের উৎস দলিল কোনটি?
[ক] ডেবিট ভাউচার
✅ ডেবিট নোট
[গ] ক্রেডিট ভাউচার
[ঘ] ক্রেডিট নোট
১৩. কর্মচারী জামিলের বেতন অপরিশোধিত রয়েছে। সঠিক জাবেদা দাখিলা কোনটি?
[ক] বেতন হিসাব ডেবিট
[খ] নগদান হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিটবেতন হিসাব ক্রেডিট
✅ বেতন হিসাব ডেবিট
[ঘ] বকেয়া বেতন হিসাব ডেবিট
বকেয়া বেতন হিসাব ক্রেডিটবেতন হিসাব ক্রেডিট
১৪. কোনটি প্রকৃত জাবেদার অন্তভর্ূক্ত নয়?
[ক] সমন্বয় জাবেদা
✅ ক্রয় জাবেদা
[গ] প্রারম্ভিক জাবেদা
[ঘ] সমাপনী জাবেদা
১৫. অনাদায়ী পাওনা লেখা হলো ৫০০ টাকা, সঠিক জাবেদা কোনটি?
✅ অনাদায়ী পাওনা হিসাব ডেবিট
দোনাদার হিসাব ক্রেডিট
[খ] দেনাদার হিসাব ডেবিট
অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট
[গ] বাট্টা হিসাব ডেবিট
দোনাদার হিসাব ক্রেডিট
[ঘ] দেনাদার হিসাব ডেবিট
বাট্টা হিসাব ক্রেডিট
১৬. মি: খালেদ ঢাকা শহরের একজন সফল ব্যবসায়ী। সিলেটের জনি স্টোরস হতে প্রতি কেজি ১০০ টাকা দরে ২৫০ কেজি মশুর ডাল ক্রয় করেন। বহন খরচ ৫০০ টাকা। মি: খালেদ ক্রয় জাবেদায় লিখবেন-
[ক] ২,৫০০ টাকা
[খ] ২৪,৫০০ টাকা
[গ] ২৫,০০০ টাকা
✅ ২৫,৫০০ টাকা
১৭. ক্রয় ফেরতের জন্য তৈরি করা হয়-
✅ ডেবিট নোট
[খ] ক্রেডিট নোট
[গ] ডেবিট ভাউচার
[ঘ] ক্রেডিট ভাউচার
১৮. ব্যবসায় থেকে মালিকের জীবন বীমার প্রিমিয়াম প্রদান এর সঠিক জাবেদা হলো-
[ক] উত্তোলন হিসাব ডে:
জীবন বিমার প্রিমিয়াম হি: ডে:
[খ] নগদান হি: ক্রে:
জীবন বিমার প্রিমিয়াম হি: ক্রে:
[গ] জীবন বিমার প্রিমিয়াম হি: ডে:
উত্তোলন হি: ক্রে:
✅ উত্তোলন হি ডে:
নগদান হি: ক্রে:
১৯. ক্যাশবাক্স থেকে ৫০০ টাকার দুইটি নোট হারিয়ে গেল- এর সঠিক জাবেদা হবে-
[ক] বিবিধ ক্ষতি হি: ডে: ৫০০ টাকা
নগদান হিসাব ক্রে: ৫০০ টাকা
[খ] নগদান হিসাব ডে: ৫০০ টাকা
বিবিধ ক্ষতি হি: ক্রে: ৫০০ টাকা
✅ বিবিধ ক্ষতি হি: ডে: ৫০০ টাকা
নগদান হি: ক্রে: ১,০০০ টাকা
[ঘ] বিবিধ ক্ষতি হি: ডে: ১,০০০ টাকা
মূলধন হি: ক্রে: ১,০০০ টাকা
২০. ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়-
[ক] নগদ ক্রয়
[খ] চেকের মাধ্যমে ক্রয়
✅ ধারে ক্রয়
[ঘ] বিলের মাধ্যমে ক্রয়
২১. জাবেদা বলতে কী বুঝায়?
[ক] একটি পূর্ণ হিসাব
[খ] একটি সংক্ষিপ্ত হিসাব
[গ] চূড়ান্ত হিসাব
✅ লেনদেনের ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ
২২. যদি মালিকের অর্থে অফিসের জন্য সম্পদ ক্রয় করা হয়, তখন কোন হিসাব খাত ডেবিট অথবা ক্রেডিট হবে?
[ক] মূলধন হিসাব-ডেবিট
✅ মূলধন হিসাব-ক্রেডিট
[গ] উত্তোলন হিসাব-ডেবিট
[ঘ] উত্তোলন হিসাব-ক্রেডিট
২৩. জীবন বীমার প্রিমিয়াম প্রদান ৫,০০০ টাকা। এর জাবেদা হবে-
[ক] জীবন বীমা হি: ডেবিট, নগদান হি: ক্রেডিট
[খ] বিমা হি: ডেবিট, নগদান হি: ক্রেডিট
[গ] নগদান হি: ডেবিট, উত্তোলন হি: ক্রেডিট
✅ উত্তোলন হি: ডেবিট, নগদান হি: ক্রেডিট
২৪. প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি?
[ক] ক্রয় জাবেদা
[খ] বিক্রয় জাবেদা
✅ সমন্বয় জাবেদা
[ঘ] বিশেষ জাবেদা
২৫. জীবন বিমা প্রিমিয়াম প্রদান করা হলে কোন হিসাবটি ক্রেডিট হবে?
[ক] জীবন বিমা
[খ] উত্তোলন
✅ নগদান
[ঘ] মূলধন
২৬. কোনটি লেনদেনের প্রথম আশ্রয়স্থল?
✅ জাবেদা
[খ] খতিয়ান
[গ] রেওয়ামিল
[ঘ] বিশদ আয় বিবরণী
২৭. প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি?
[ক] ক্রয় জাবেদা
[খ] বিক্রয় জাবেদা
✅ সমন্বয় জাবেদা
[ঘ] নগদ প্রাপ্তি জাবেদা
২৮. বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি?
[ক] ডেবিট নোট
✅ ক্রেডিট নোট
[গ] ডেবিট ভাউচার
[ঘ] ক্রেডিট ভাউচার
২৯. কোন জাবেদার মাধ্যমে আয়-ব্যয় হিসাব বন্ধ করা হয়?
✅ প্রারম্ভিক জাবেদা
[খ] স্থানান্তর জাবেদা
[গ] সমন্বয় জাবেদা
[ঘ] সমাপনী জাবেদা
৩০. কারবারি বাট্টার সাথে সম্পর্কিত-
i. ক্রয় বাট্টা
ii. বিক্রয় বাট্টা
iii. দেনাদার
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
৩১. যে সব নামে কোনো হিসাব লেখা হয় না-
i. পণ্য
ii. মাল
iii. চেক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৩২. ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়-
i. ক্রীত পণ্য ফেরত
ii. ধারে ক্রয়
iii. নগদ ক্রয়
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
৩৩. সমন্বয় জাবেদায় আমরা লিপিবদ্ধ করি-
i. অলিখিত দফা
ii. প্রারম্ভিক মূলধন
iii. অসমন্বিত লেনদেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪ ও ৩৫নং প্রশ্নের উত্তর দাও:
মীম এন্টারপ্রাইজ আফিসে ব্যবহারের জন্য ৫০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে তা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে।
৩৪. উদ্দীপকে কোন ধরনের ভুল সংঘটিত হয়েছে?
[ক] পরিপূরক
✅ নীতিগত
[গ] বেদাখিলার
[ঘ] লিখার
৩৫. উক্ত ভুলের সংশোধনী জাবেদা দাখিলা কোনটি?
[ক] নগদান হিসাব ডেবিট
[খ] আসবাবপত্র হিসাব ডেবিট
আসবাবপত্র হিসাব ক্রেডিটনগদান হিসাব ক্রেডিট
[গ] ক্রয় হিসাব ডেবিট
✅ আসবাবপত্র হিসাব ডেবিট
আসবাবপত্র হিসাব ক্রেডিটক্রয় হিসাব ক্রেডিট
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬, ৩৭ ও ৩৮নং প্রশ্নের উত্তর দাও:-
জনাব আবরার ১ জানুয়ারি ২০১৮ তারিখে ১,০০,০০০ টাকার মজুদপণ্য নিয়ে চট্টগ্রামের ইস্পাহানি ‘সি’ গেইটে একটি মনিহারি দোকান শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসা প্রতিষ্ঠান নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়:
জানুয়ারি ৪: রাহাতের নিকট বিক্রয় ১০,০০০ টাকা;
১০ : পণ্য ক্রয় ১৫,০০০ টাকা;
১৫ : ধারে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা;
২২ : মাহবুব এর নিকট থেকে নগদে প্রাপ্তি ৮,০০০ টাকা;
২৯ : পণ্য ফেরত দেয়া হল ৫,০০০ টাকা।
৩৬. উপরিউক্ত তথ্যের ভিত্তিতে কোন লেনদেন জনাব আবরারের প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হবে?
[ক] নগদে বিক্রয়
[খ] ধারে বিক্রয়
[গ] পণ্য ফেরত দেয়া হলো
✅ মজুদপণ্য
৩৭. উপরিউক্ত তথ্যের ৪ ও ১৫ তারিখের লেনদেনগুলো কোন জাবেদা বইয়ের সংরক্ষণ করা হবে?
[ক] ক্রয় জাবেদায়
[খ] ক্রয় ফেরত জাবেদায়
✅ বিক্রয় জাবেদায়
[ঘ] বিক্রয় ফেরত জাবেদায়
৩৮. জনাব আবরার পণ্য ফেরত দেবার সময় কোনটি প্রস্তুত করবেন?
✅ ডেবিট নোট
[খ] ক্রেডিট নোট
[গ] ডেবিট ভাউচার
[ঘ] ক্রেডিট ভাউচার
জাবেদার ধারণা
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
৩৯. হিসাবচক্রের প্রথম ধাপ কোনটি? (জ্ঞান)
[ক] খতিয়ান
✅ জাবেদা
[গ] রেওয়ামিল
[ঘ] চূড়ান্ত হিসাব
৪০. ব্যবসায় প্রতিষ্ঠানের ঘটনাসমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] ছয়
৪১. আর্থিক লেনদেনসমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করতে কী চিহ্নিত করতে হয়? (জ্ঞান)
[ক] ক্রেতা ও বিক্রেতা পক্ষ
[খ] মালিক ও তৃতীয় পক্ষ
[গ] দেনাদার ও পাওনাদার পক্ষ
✅ ডেবিট ও ক্রেডিট পক্ষ
৪২. সংরক্ষিত হিসাবের গ্রহণযোগ্যতা কীভাবে বৃদ্ধি পাবে? (জ্ঞান)
[ক] লেনদেন বিশ্লেষণের মাধ্যমে
[খ] লেনদেন ব্যাখ্যাকরণের মাধ্যমে
✅ লেনদেনের প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে
[ঘ] দু’তরফা দাখিলা পদ্ধতির প্রয়োগের মাধ্যমে
৪৩. জাবেদা বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] একটি পূর্ণ হিসাব
[খ] একটি সংক্ষিপ্ত হিসাব
✅ লেনদেনের ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ
[ঘ] চূড়ান্ত হিসাব
৪৪. জাবেদায় কিসের বিশদ বিবরণ লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] ঘটনার
[খ] হিসাবের গুরুত্বের
✅ লেনদেনের
[ঘ] ব্যবসায়ের লাভ-ক্ষতির
৪৫. হিসাব প্রক্রিয়ায় জাবেদার কাজ কী? (জ্ঞান)
[ক] শ্রেণিবিন্যাসকরণ
[খ] সংক্ষিপ্তকরণ
✅ লিপিবদ্ধকরণ
[ঘ] শুদ্ধিকরণ
৪৬. কোথায় ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ অনুযায়ী ব্যাখ্যা দিতে হয়? (জ্ঞান)
[ক] খতিয়ান
✅ জাবেদায়
[গ] রেওয়ামিলে
[ঘ] নগদানে
৪৭. লেনদেনগুলোকে কীভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়? (অনুধাবন)
[ক] মাস অনুসারে সংক্ষিপ্ত আকারে
[খ] গুরুত্ব অনুসারে বিশদ আকারে
✅ তারিখ অনুসারে ব্যাখ্যা সহকারে
[ঘ] তারিখ অনুসারে সংক্ষিপ্ত আকারে
৪৮. লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে সর্বপ্রথম কোথায় লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
✅ জাবেদায়
[খ] খতিয়ানে
[গ] নগদানে
[ঘ] রেওয়ামিলে
৪৯. জাবেদাকে হিসাবের কোন ধরনের বই বলা হয়? (জ্ঞান)
✅ প্রাথমিক
[খ] সংক্ষিপ্ত
[গ] স্থায়ী
[ঘ] চূড়ান্ত
৫০. জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন? (অনুধাবন)
✅ জাবেদায় লেনদেনগুলো প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় বলে
[খ] জাবেদায় লেনদেনগুলো স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় বলে
[গ] জাবেদায় লেনদেনগুলো ব্যাখ্যাসহকারে লিপিবদ্ধ করা হয় বলে
[ঘ] জাবেদায় লেনদেনগুলোকে নির্ভুলভাবে লিপিবদ্ধ করা হয় বলে
৫১. কোন বই প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে? (জ্ঞান)
✅ খতিয়ান
[খ] নগদান
[গ] রেওয়ামিল
[ঘ] কার্যপত্র
৫২. জাবেদা কীভাবে সহায়ক বই হিসেবে কাজ করে? (অনুধাবন)
[ক] রেওয়ামিল প্রস্তুতে সহায়তা করে
✅ খতিয়ান প্রস্তুতে সহায়তা করে
[গ] লেনদেনের সংখ্যা জানতে সহায়তা করে
[ঘ] লেনদেনের ফলাফল জানতে সহায়তা করে
৫৩. লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে হিসাবরক্ষক সর্বপ্রথম নিচের কোন কাজটি করবেন? (অনুধাবন)
✅ লেনদেনটি ব্যাখ্যাসহ প্রাথমিক বইতে লিপিবদ্ধ করবেন
[খ] লেনদেনটি সংক্ষিপ্ত আকারে খতিয়ানভুক্ত করবেন
[গ] হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে রেওয়ামিল তৈরি করবেন
[ঘ] লেনদেনের লাভ/ক্ষতি নির্ণয় করতে আর্থিক বিবরণী তৈরি করবেন
৫৪. হিসাব রাখার সুবিধার্থে মি. সুমন একজন হিসাবরক্ষক হিসেবে নিচের কোন বইটি প্রস্তুত করে থাকেন? (প্রয়োগ)
✅ জাবেদা
[খ] খতিয়ান
[গ] রেওয়ামিল
[ঘ] নগদান
৫৫. জাবেদাকে যে কোনো প্রতিষ্ঠানের দৈনিক বই বলার কারণ কোনটি? (অনুধাবন)
✅ এতে দৈনন্দিন লেনদেনসমূহ প্রাথমিকভাবেই লিপিবদ্ধ করা হয়
[খ] এটি হিসাবের পাকা বই খতিয়ানকে সাহায্যে করে থাকে
[গ] এতে লেনদেনের ডেবিট-ক্রেডিট দেখিয়ে তারিখ অনুসারে লিপিবদ্ধ করা হয়
[ঘ] এতে লেনদেনসমূহ বিস্তারিত ব্যাখ্যাসহ তারিখ অনুসারে লেখা হয়
৫৬. ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে কোন বইটি বাধ্যতামূলকভাবে প্রস্তুত করা হয় না? (অনুধাবন)
[ক] ক্রয়
[খ] বিক্রয়
✅ জাবেদা
[ঘ] খতিয়ান
৫৭. জাবেদা বই সংরক্ষণের কারণ কোনটি? (অনুধাবন)
[ক] জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক
[খ] জাবেদা ছাড়া হিসাব সংরক্ষণ করা অসম্ভব
[গ] জাবেদা ছাড়া আর্থিক ফলাফল নির্ণয় অসম্ভব
✅ জাবেদা হিসাব সংরক্ষণে সুবিধা প্রদান করে
৫৮. কীভাবে হিসাব বাদপড়া ও ভুল হওয়া হ্রাস পায়? (অনুধাবন)
[ক] চালানে হিসাবভুক্তির জন্য
✅ জাবেদায় হিসাবভুক্তর জন্য
[গ] খতিয়ানে হিসাবভুক্তির জন্য
[ঘ] রেওয়ামিল হিসাবভুক্তির জন্য
৫৯. সঠিক হিসাব তৈরির সুবিধার্থে কোনটি প্রয়োজন? (জ্ঞান)
[ক] চালান
[খ] ভাউচার
✅ জাবেদা
[ঘ] খতিয়ান
৬০. হিসাবে লেনদেন বাদ পড়ার সম্ভাবনা কীভাবে হ্রাস করা যায়? (অনুধাবন)
✅ লেনদেনগুলো সংঘটিত হওয়ার সাথে সাথে জাবেদাভুক্ত করে
[খ] লেনদেনগুলো সংঘটিত হওয়ার সাথে সাথে নগদানভুক্ত করে
[গ] লেনদেনগুলো সংঘটিত হলে প্রমাণপত্রগুলো সংরক্ষণ করে
[ঘ] লেনদেনগুলো সংঘটিত হলে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করে
৬১. কোনো লেনদেন যাতে খতিয়ানে বাদ না পড়ে সেজন্য একজন হিসাবরক্ষক নিচের কোন কাজটি করবেন? (অনুধাবন)
[ক] লেনদেন সংঘটিত হলেই খতিয়ানভুক্ত করবেন
✅ লেনদেন সংঘটিত হলেই জাবেদাভুক্ত করবেন
[গ] লেনদেন সংঘটিত হলেই রেওয়ামিল তৈরি করবেন
[ঘ] লেনদেন সংঘটিত হলেই কার্যপত্র প্রস্তুত করবেন
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
৬২. লেনদেনসমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ হয়- (অনুধাবন)
i. আর্থিক ও অনার্থিক ঘটনা চিহ্নিতকরণের পর
ii. লেনদেন বিশ্লেষণ হওয়ার পূর্বে
iii. লেনদেনের ডেবিট-ক্রেডিট পক্ষ চিিহ্নতকরণের পর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৩. জাবেদার শ্রেণিবিভাগ করা হয়েছে- (অনুধাবন)
i. লেনদেনের বৈশিষ্ট্যের বিবেচনা করে
ii. লেনদেনের প্রকৃতি বিবেচনা করে
iii. লেনদেনের প্রমাণপত্র বিবেচনা করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৪. জাবেদা সম্পর্কে সঠিক তথ্য হলো- (অনুধাবন)
i. এটি হিসাবের প্রাথমিক বই
ii. এটি সংরক্ষণ করা বাধ্যতামূলক
iii. এটি খতিয়ানের সহায়ক বই স্বরূপ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
জাবেদার গুরত্ব
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
৬৫. প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব বই কিরূপ হওয়া আবশ্যক? (জ্ঞান)
[ক] নির্ভুল ও জটিল
[খ] স্বচ্ছ ও সুন্দর
✅ নির্ভুল ও স্বচ্ছ
[ঘ] ভুলযুক্ত ও আকর্ষণীয়
৬৬. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ হিসাববিজ্ঞানের কী ধরনের উদ্দেশ্য? (জ্ঞান)
[ক] সহায়ক
✅ মুখ্য
[গ] ঐচ্ছিক
[ঘ] বিশেষ
৬৭. হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
[ক] ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি করা
[খ] ব্যবসায়ের ব্যয় নিয়ন্ত্রণ করা
✅ ব্যবসায়ের সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা
[ঘ] ব্যবসায়ের লেনদেনের শুদ্ধতা যাচাই করা
৬৮. খতিয়ান প্রস্তুতের কাজকে কীভাবে সহজ করা যায়? (অনুধাবন)
[ক] খতিয়ানের পূর্বে রেওয়ামিল প্রস্তুত করে
✅ খতিয়ানের পূর্বে জাবেদা প্রস্তুত করে
[গ] খতিয়ানের পূর্বে নগদান বই প্রস্তুত করে
[ঘ] খতিয়ানের পূর্বে লেনদেন চিহ্নিত করে
৬৯. জাবেদা প্রস্তুত না করেও হিসাবের প্রধান বই খতিয়ান প্রস্তুত করা যায় তথাপি লেনদেনগুলোকে সর্বপ্রথম জাবেদাভুক্ত করা হয় কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] হিসাবের উপর নিয়ন্ত্রণের জন্য
[খ] লেনদেনের বিশ্লেষণ সহজ করার জন্য
[গ] লেনদেন সংক্রান্ত ধারণা পাওয়ার জন্য
✅ খতিয়ান প্রস্তুত সহজ করার জন্য
৭০. নির্দিষ্ট দিনে সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন সংঘটিত হয় তা কোন বই থেকে জানা যায়? (জ্ঞান)
[ক] খতিয়ান
[খ] চালান বই
✅ জাবেদা
[ঘ] রেওয়ামিল
৭১. জাবেদায় লেনদেনগুলোকে কীভাবে লিখে রাখা হয়? (অনুধাবন)
[ক] দিনের ক্রমানুসারে জটিলভাবে
[খ] মাসের ক্রমানুসারে নির্ভুলভাবে
[গ] দিনের ক্রমানুসারে নির্ভুলভাবে
✅ তারিখের ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে
৭২. একটি ব্যবসায়ের যাবতীয় হিসাব সংরক্ষণ করা হয় কোথায়? (জ্ঞান)
✅ জাবেদায়
[খ] রেওয়ামিলে
[গ] খতিয়ানে
[ঘ] আর্থিক বিবরণীতে
৭৩. প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ের মোট লেনদেনের পরিমাণ জানার মাধ্যম কোনটি? (জ্ঞান)
[ক] খতিয়ান
[খ] রেওয়ামিল
✅ জাবেদা
[ঘ] আর্থিক বিবরণী
৭৪. ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে হয় কোন পদ্ধতিতে? (জ্ঞান)
[ক] একতরফা দাখিলা পদ্ধতি
✅ দু’তরফা দাখিলা পদ্ধতি
[গ] বহুঘরা দাখিলা পদ্ধতি
[ঘ] বেদাখিলা পদ্ধতি
৭৫. জাবেদা বই হতে নিচের কোনটির প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়? (জ্ঞান)
[ক] হিসাব শ্রেণির
✅ দ্বৈত স্বত্বার
[গ] ব্যবসায়িক স্বত্বার
[ঘ] মালিক স্বত্বার
৭৬. দ্বৈত স্বত্বা নিশ্চিত হওয়া যায় কোনটিতে? (জ্ঞান)
[ক] ভাউচারে
[খ] চালানে
[গ] ক্যাশমেমোতে
✅ জাবেদায়
৭৭. লেনদেনের ব্যাখ্যা প্রাপ্তির মাধ্যম কোনটি? (জ্ঞান)
[ক] খতিয়ান
✅ জাবেদা
[গ] রেওয়ামিল
[ঘ] আয় বিবরণী
৭৮. জাবেদায় লেনদেন সংঘটিত হওয়ার কারণ ও ব্যাখ্যা উল্লেখ থাকায় পরবর্তীতে কোন সুবিধাটি পাওয়া যায়? (জ্ঞান)
[ক] এর মাধ্যমে লেনদেনের ফলাফল নির্ণয় সম্ভব হয়
✅ এর মাধ্যমে লেনদেন সম্পর্কিত সন্দেহ দূর করা সম্ভব হয়
[গ] এর মাধ্যমে লেনদেনগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা সম্ভব হয়
[ঘ] এর মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়
৭৯. জাবেদা লেনদেনের ভবিষ্যৎ রেফারেন্স হিসাবে কাজ করে কীভাবে? (অনুধাবন)
[ক] লেনদেনের দ্বৈত স্বত্বার বিশ্লেষণের মাধ্যমে
[খ] ডেবিট-ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে
✅ লেনদেনগুলো সুশৃঙ্খলভাবে ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করে
[ঘ] কারণসহ ব্যাখ্যা প্রদান করে
৮০. নিচের কোন বইকে প্রয়োজনে দলিল স্বরূপ ব্যবহার করা যায়? (জ্ঞান)
✅ জাবেদা
[খ] খতিয়ান
[গ] রেওয়ামিল
[ঘ] চূড়ান্ত হিসাব
৮১. জাবেদার উপর ভিত্তি করে কোনটি প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] রেওয়ামিল
✅ খতিয়ান
[গ] বিক্রয় বাট্টা
[ঘ] নগদান হিসাব
৮২. খতিয়ান প্রস্তুতকরণের কাজকে সহজ, পরিচ্ছন্ন ও নির্ভুল করতে কোন বইয়ের সহায়তা নেয়া হয়? (অনুধাবন)
[ক] ক্রয়
[খ] ক্যাশ
[গ] নগদান
✅ জাবেদা
৮৩. কোনটি থেকে প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেনের পক্ষসমূহের মধ্যে ভুল বোঝাবুঝির চূড়ান্ত সমাধান পাওয়া সম্ভব? (অনুধাবন)
[ক] আর্থিক বিবরণী হতে
✅ হিসাবের সহকারী বই হতে
[গ] হিসাবের পাকা বই হতে
[ঘ] রেওয়ামিল হতে
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
৮৪. জাবেদার মূল কাজ হলো- (অনুধাবন)
i. লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করা
ii. লেনদেনগুলো তারিখ অনুযায়ী সাজিয়ে লেখা
iii. লেনদেনের প্রাথমিক দাখিলা প্রদান করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৫. জাবেদায় লেনদেনগুলো লিপিবদ্ধ হয়- (অনুধাবন)
i. ধারাবাহিকতাভাবে
ii. শ্রেণিবদ্ধভাবে
iii. তারিখ অনুসারে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৬. জাবেদার প্রয়োজনীয়তা অপরিসীম কারণ- (অনুধাবন)
i. এতে লেনদেন বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়
ii. ভবিষ্যতে রেফারেন্স হিসাবে কাজ করে
iii. লেনদেনের প্রাথমিক হিসাবভুক্তকরণ নিশ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৭. হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনে জাবেদা ভূমিকা রাখে- (অনুধাবন)
i. দ্বৈত স্বত্বার প্রয়োগ নিশ্চিত করে
ii. স্থায়ী বই হিসেবে লেনদেন সংরক্ষণ করে
iii. নির্ভুল খতিয়ান প্রস্তুতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৮. জাবেদা প্রস্তুত করার সুবিধা হলো- (অনুধাবন)
i. নির্দিষ্ট দিনের মোট লেনদেনের সংখ্যা জানা যায়
ii. নির্দিষ্ট মাসের মোট লেনদেনের সংখ্যা জানা যায়
iii. নির্দিষ্ট সপ্তাহের মোট লেনদেনের সংখ্যা জানা যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৯. জাবেদা থেকে জানা যায়- (অনুধাবন)
i. নির্দিষ্ট সময়ে সংঘটিত মোট লেনদেনের সংখ্যা
ii. লেনদেন সংঘটিত হওয়ার পূর্ব অবস্থা
iii. লেনদেনের মোট টাকার পরিমাণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯০. জাবেদায় প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ লিখে রাখার ফলে- (উচ্চতর দক্ষতা)
i. ভবিষ্যতে লেনদেন সম্পর্কে যেকোনো তথ্য সরবরাহ করা যায়
ii. হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা সহজ হয়
iii. প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি জাবেদা বই দেখামাত্র লেনদেনের প্রকৃতি জানতে পারেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সাধারণ জাবেদার নমুনা ছক
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
৯১. জাবেদার ছকে কয়টি ঘর থাকে? (জ্ঞান)
[ক] তিন
✅ পাঁচ
[গ] ছয়
[ঘ] অনির্দিষ্ট
৯২. লেনদেনসমূহকে কী অনুযায়ী লিপিবদ্ধ করা প্রয়োজন? (জ্ঞান)
[ক] আর্থিক মূল্য
✅ তারিখ
[গ] আকৃতি
[ঘ] গুরুত্ব
৯৩. জাবেদায় তারিখ লেখার নিয়ম কী? (জ্ঞান)
✅ প্রথমে সাল, তারপর মাস এবং দিন বসাতে হয়
[খ] প্রথমে দিন, তারপর মাস এবং সাল বসাতে হয়
[গ] প্রথমে মাস, তারপর দিন এবং সাল বসাতে হয়
[ঘ] প্রথমে মাস তারপর সাল এবং দিন বসাতে হয়
৯৪. নয়ন তার খাতায় সাধারণ জাবেদা বইয়ের একটি ছক আঁকবে। এজন্য তাকে নিচের কোন ধারাবাহিকতাটি রক্ষা করতে হবে। (প্রয়োগ)
[ক] তারিখ, খতিয়ান পৃষ্ঠা, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা
[খ] তারিখ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, খতিয়ান পৃষ্ঠা, বিবরণ
[গ] তারিখ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, বিবরণ ক্রেডিট টাকা
✅ তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা
৯৫. প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ থাকে? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] একাধিক
৯৬. জাবেদার বিবরণী ঘরে ডেবিট পক্ষ সর্বদা কোন লাইনে লেখা হয়? (জ্ঞান)
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] শেষ
৯৭. লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে কোন নিয়মটি সঠিক নয়? (অনুধাবন)
✅ লেনদেনের জন্য সর্বদা একটি ডেবিট ও একটি ক্রেডিট পক্ষ হবে
[খ] ডেবিট পক্ষের মোট টাকা ক্রেডিট পক্ষের মোট টাকার সমান হবে
[গ] হিসাবখাতের সংখ্যা যতই হোক লেনদেনের পক্ষ হবে দুটি
[ঘ] লেনদেনের একটি ডেবিট পক্ষের বিপরীত একাধিক ক্রেডিট পক্ষ থাকতে পারে
✅ উপরে ডেবিট পক্ষ এবং নিচে ক্রেডিট পক্ষ
[খ] উপরে ক্রেডিট পক্ষ এবং নিচে ডেবিট পক্ষ
[গ] বামে ডেবিট পক্ষ এবং ডানে ক্রেডিট পক্ষ
[ঘ] বামে ক্রেডিট পক্ষ এবং ডানে ডেবিট পক্ষ
৯৯. জাবেদা বইয়ে কোন বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকে? (জ্ঞান)
[ক] জাবেদা
✅ খতিয়ান
[গ] চালান
[ঘ] ক্যাশ
১০০. জাবেদার ছকে খতিয়ান পৃষ্ঠা নম্বর দেয়া হয় কেন? (অনুধাবন)
[ক] লেনদেনগুলো সহজে খতিয়ানে স্থানান্তরের জন্য
[খ] লেনদেনগুলো কোন খতিয়ান হতে আনা হয়েছে তা জানার জন্য
✅ লেনদেনগুলো খতিয়ান হতে সহজে বের করার জন্য
[ঘ] খতিয়ানকে জাবেদা বইয়ের উৎস হিসেবে ব্যবহারের জন্য
১০১. ডেবিট ও ক্রেডিট হিসাবের টাকা জাবেদায় কীভাবে লিপিবদ্ধ করা হয়? (অনুধাবন)
[ক] ডেবিট ও ক্রেডিট হিসাবের টাকা যথাক্রমে ক্রেডিট ও ডেবিট কলামে
[খ] ডেবিট ও ক্রেডিট হিসাবের টাকা একই সাথে ক্রেডিট ও ডেবিট কলামে
✅ ডেবিট টাকা প্রথমে ডেবিট কলামে পরে ক্রেডিট টাকা ক্রেডিট কলামে
[ঘ] ক্রেডিট টাকা প্রথমে ক্রেডিট কলামে পরে ডেবিট টাকা ডেবিট কলামে
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
১০২. সাধারণ জাবেদার ছকে উল্লেখ থাকে- (অনুধাবন)
i. তারিখ
ii. বিবরণ
iii. চালান নং
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৩. সাধারণ জাবেদা ছকের বিবরণী কলামে লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে- (অনুধাবন)
i. লেনদেনের সহিত জড়িত ডেবিট ও ক্রেডিট হিসাব উল্লেখ করা হয়
ii. প্রথম লাইনে ক্রেডিট পক্ষ এবং দ্বিতীয় লাইনে ডেবিট পক্ষ লিখা হয়
iii. অল্প কথায় লেনদেনটির কারণ উল্লেখ করা হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৪. সাধারণ জাবেদার ক্ষেত্রে প্রযোজ্য হলো- (অনুধাবন)
i. যে কোনো লেনদেনে একাধিক ডেবিট ও ক্রেডিট পক্ষ থাকতে পারে
ii. ডেবিট পক্ষের মোট টাকার পরিমাণ ক্রেডিট পক্ষের মোট টাকার সমান হবে
iii. নির্দিষ্ট পৃষ্ঠায় জাবেদা লিখা শেষ হলে যোগফল বের করতে হয় না
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৫. সাধারণ জাবেদায় লেনদেন লিপিবদ্ধ করা হয়- (অনুধাবন)
i. অল্প কথায় কারণ উল্লেখ করে
ii. সংঘটিত হওয়ার ধারাবাহিকতা রক্ষা করে
iii. হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
জাবেদার শ্রেণিবিভাগ
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
১০৬. জাবেদাকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
১০৭. জাবেদার শ্রেণিবিভাগ কোনটি? (জ্ঞান)
[ক] ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা
[খ] নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা
[গ] প্রারম্ভিক জাবেদা ও সমাপনী জাবেদা
✅ বিশেষ জাবেদা ও প্রকৃত জাবেদা
১০৮. বিশেষ জাবেদা কয় প্রকার? (জ্ঞান)
[ক] দুই
[খ] তিন
[গ] চার
✅ ছয়
১০৯. নিচের কোনটি বিশেষ জাবেদা? (জ্ঞান)
[ক] সমন্বয় জাবেদা
[খ] সমাপীন জাবেদা
✅ নগদ প্রদান জাবেদা
[ঘ] সংশোধনী জাবেদা
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
১১০. জাবেদার শ্রেণিবিভাগ করা হয়েছে- (অনুধাবন)
i. লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী
ii. লেনদেনের প্রকৃতি অনুযায়ী
iii. ব্যবহারকারীদের সুবিধা অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১১. প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়- (অনুধাবন)
i. সমন্বয় দাখিলা
ii. বিপরীত দাখিলা
iii. সংশোধনী দাখিলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১২. জনাব অনিল কুমার একজন দক্ষ হিসাব রক্ষক। প্রতিষ্ঠানের হিসাব রাখতে তিনি বিশেষ জাবেদা হিসেবে প্রস্তুত করবেন- (প্রয়োগ)
i. ক্রয় জাবেদা বই
ii. নগদ প্রাপ্তি জাবেদা বই
iii. সমন্বয় জাবেদা বই
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
বিশেষ জাবেদা
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
১১৩. ক্রয় জাবেদা বই কেন প্রস্তুত করা হয়? (অনুধাবন)
[ক] প্রতিষ্ঠানের সকল ধরনের ক্রয় লিপিবদ্ধ করার জন্য
[খ] প্রতিষ্ঠানের সকল ধারে ক্রয় লিপিবদ্ধ করার জন্য
✅ প্রতিষ্ঠানের সকল ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করার জন্য
[ঘ] প্রতিষ্ঠানের সকল পণ্য ক্রয় লিপিবদ্ধ করার জন্য
১১৪. বাকিতে পণ্য ক্রয় কোন বইতে লেখা হয়? (জ্ঞান)
✅ ক্রয় জাবেদায়
[খ] ক্রয় ফেরত জাবেদায়
[গ] নগদ প্রদান জাবেদায়
[ঘ] প্রকৃত জাবেদায়
১১৫. ক্রয় বহির উৎস দলিল কোনটি? (জ্ঞান)
[ক] দেনালিপি
[খ] পাওনালিপি
✅ চালান
[ঘ] ভাউচার
১১৬. জনাব আলম সাহেব তার ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় বাকিতে পণ্য ক্রয় নিচের কোন বইতে লিপিবদ্ধ করবেন? (প্রয়োগ)
[ক] প্রকৃত জাবেদা
[খ] ধারে ক্রয় জাবেদা
✅ ক্রয় জাবেদা
[ঘ] পণ্য ক্রয় জাবেদা
১১৭. ক্রয় জাবেদায় কয়টি ঘর থাকে? (জ্ঞান)
[ক] চার
[খ] পাঁচ
✅ ছয়
[ঘ] সাত
১১৮. নগদ ক্রয় ২,০০,০০০ টাকা, ধারে ক্রয় ৪০,০০০ টাকা, কারবারি বাট্টা ৫%, প্যাকিং খরচ ২,০০০ টাকা, পরিবহন খরচ ১০০ টাকা। ক্রয় জাবেদায় কত টাকা যাবে? (প্রয়োগ)
[ক] ৩৮,০০০ টাকা
✅ ৪০,১০০ টাকা
[গ] ২,৩৮,০০০ টাকা
[ঘ] ২,৪০,১০০ টাকা
১১৯. ধারে ক্রয় লেনদেনে বিক্রেতার নাম উল্লেখ না থাকলে কোন হিসাবটিকে ক্রেডিট করতে হয়? (জ্ঞান)
[ক] মূলধন হিসাবকে
[খ] ঋণ হিসাবকে
[গ] প্রদেয় বিল হিসাবকে
✅ পাওনাদার হিসাবকে
১২০. কিসের ওপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? (জ্ঞান)
✅ চালান
[খ] ভাউচার
[গ] ডেবিট নোট
[ঘ] ক্যাশমেমো
১২১. ক্রয় জাবেদায় কিসের নম্বর উল্লেখ থাকে? (জ্ঞান)
[ক] ভাউচার নম্বর
[খ] ক্যাশমেমোর নম্বর
✅ চালান নম্বর
[ঘ] খতিয়ান পৃষ্ঠার নম্বর
১২২. বিক্রয় জাবেদায় কী লেখা হয়? (জ্ঞান)
[ক] সকল ধরনের বিক্রয়
[খ] সকল ধরনের ধারে বিক্রয়
✅ সকল ধারে পণ্য বিক্রয়
[ঘ] কেবল পণ্য বিক্রয়
১২৩. বিক্রয় জাবেদা কিসের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়? (জ্ঞান)
✅ চালান
[খ] ভাউচার
[গ] ক্রেডিট নোট
[ঘ] ক্যাশমেমো
১২৪. ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা বিক্রয়কৃত পণ্যের মূল্যের জন্য চালানসহ বিল কার নিকট দাখিল করে? (অনুধাবন)
[ক] বিক্রেতা
[খ] ব্যবস্থাপক
✅ ক্রেতা
[ঘ] হিসাবরক্ষক
১২৫. নিচের কোন তথ্যটি বিক্রয় জাবেদা বই থেকে সংগ্রহ করা হয়? (অনুধাবন)
[ক] ব্যবসায় প্রতিষ্ঠানের মোট বিক্রয়ের পরিমাণ
[খ] ব্যবসায় প্রতিষ্ঠানের মোট দেনাদারের পরিমাণ
[গ] ব্যবসায় প্রতিষ্ঠানের মোট ধারে বিক্রয়ের পরিমাণ
✅ ব্যবসায় প্রতিষ্ঠানের মোট ধারে পণ্য বিক্রয়ের পরিমাণ
১২৬. বিক্রয় জাবেদায় কোনটি উল্লেখ থাকে? (অনুধাবন)
[ক] ডেবিট নোট
[খ] ক্রেডিট নোট
✅ চালান নম্বর
[ঘ] রশিদ নম্বর
১২৭. জিরোক্স লিমিটেডের নিকট ১০% কারবারি বাট্টায় ১,৮০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ২০,০০০ টাকার একটি চেক পাওয়া গেল। বিক্রয় বহিতে কত টাকা দেখাতে হবে? (প্রয়োগ)
[ক] ১,৪০,০০০ টাকা
✅ ১,৪২,০০০ টাকা
[গ] ১,৬০,০০০ টাকা
[ঘ] ২,০০,০০০ টাকা
১২৮. কোনটি ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ হয়? (অনুধাবন)
[ক] নগদে ক্রয়কৃত পণ্য ফেরত
[খ] নগদ বাট্টায় ক্রয়কৃত পণ্য ফেরত
✅ বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত
[ঘ] বাকিতে ক্রয়কৃত সম্পত্তি ফেরত
১২৯. ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি? (জ্ঞান)
✅ ডেবিট নোট
[খ] ক্রেডিট নোট
[গ] ডেবিট ভাউচার
[ঘ] ক্রেডিট ভাউচার
১৩০. কিসের সাহায্যে ক্রয় ফেরত বই লেখা হয়(জ্ঞান)
✅ ডেবিট নোটের সাহায্যে
[খ] ক্রেডিট নোটের সাহায্যে
[গ] চালানের সাহায্যে
[ঘ] ডেবিট ভাউচারের সাহায্যে
১৩১. ডেবিট নোটের ওপর ভিত্তি করে ক্রেতা কোনটি প্রস্তুত করে? (জ্ঞান)
✅ ক্রয় ফেরত জাবেদা
[খ] ক্রয় জাবেদা
[গ] বিক্রয় ফেরত জাবেদা
[ঘ] সমন্বয় জাবেদা
১৩২. ডেবিট নোট কে প্রস্তুত করে? (জ্ঞান)
[ক] বিক্রেতা
✅ ক্রেতা
[গ] ক্রেতা/বিক্রেতা
[ঘ] ক্রেতা ও বিক্রেতা উভয়
১৩৩. ক্রয় ফেরত জাবেদায় নিচের কোনটি উল্লেখ থাকে? (জ্ঞান)
[ক] ভাউচার নম্বর
[খ] ক্যাশমেমোর নম্বর
✅ ডেবিট নোটের নম্বর
[ঘ] ক্রেডিট নোটের নম্বর
১৩৪. ডেবিট নোটে কোন বাট্টা উল্লেখ থাকে? (জ্ঞান)
[ক] প্রদত্ত বাট্টা
[খ] প্রাপ্ত বাট্টা
[গ] নগদ বাট্টা
✅ কারবারি বাট্টা
১৩৫. ক্রেতা কেন ক্রয়কৃত পণ্য ফেরত পাঠায়? (অনুধাবন)
[ক] পণ্য ফরমায়েশ অনুযায়ী হলে
[খ] পণ্য ব্যবহারের মেয়াদ থাকলে
[গ] পণ্যের মান ঠিক থাকলে
✅ পণ্য নমুনা অনুযায়ী না হলে
১৩৬. ক্রেতাকে কেন ডেবিট নোট প্রস্তুত করতে হয়? (অনুধাবন)
[ক] পণ্য ক্রয়ের জন্য
✅ ফেরত পণ্যের জন্য
[গ] পণ্য কোনো কারণবশত ফেরত এলে
[ঘ] নমুনা পণ্য পাঠাতে অনুরোধ করতে
১৩৭. কোনো কারণবশত পণ্য ফেরত পাঠালে হিসাবরক্ষক লেনদেনটি কোন বইতে লিপিবদ্ধ করবেন? (প্রয়োগ)
[ক] প্রকৃত জাবেদায়
[খ] সমন্বয় জাবেদায়
[গ] ক্রয় জাবেদায়
✅ ক্রয় ফেরত জাবেদায়
১৩৮. ডেবিট নোটের ঘরের সংখ্যা কত? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
১৩৯. ডেবিট নোটে উল্লেখ করতে হয় কোনটি? (অনুধাবন)
✅ ফেরতের কারণ ও মালের বিবরণ
[খ] ফেরতের সময় ও রশিদ নম্বর
[গ] ক্রয়কৃত পণ্যের মূল্য ও বাট্টার নম্বর
[ঘ] মালের বিবরণ ও ক্যাশমেমো
১৪০. যে বইতে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন প্রথমে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে? (অনুধাবন)
[ক] ক্রয় বই
✅ বহিমুর্খী ফেরত বই
[গ] বিক্রয় ফেরত বই
[ঘ] অন্তমুর্খী ফেরত বই
১৪১. ডেবিট নোট বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] লেনদেনের ডেবিট হিসাব
[খ] ক্রয় সংক্রান্ত চিঠি
✅ ক্রয় ফেরত সংক্রান্ত চিঠি
[ঘ] বাট্টা বরাদ্দের চিঠি
১৪২. ক্রয় ফেরতের ক্ষেত্রে নিচের কোন বাক্যটি সঠিক বলে গণ্য হবে? (অনুধাবন)
[ক] উক্ত পণ্য নগদে ক্রয় করা হয়েছিল
✅ উক্ত পণ্য বাকিতে ক্রয় করা হয়েছিল
[গ] উক্ত পণ্যের আংশিক মূল্য পরিশোধ করা হয়েছে
[ঘ] উক্ত পণ্য ফেরতযোগ্য বলে বিক্রি করা হয়েছে
১৪৩. বিক্রয় ফেরত জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন
[খ] নগদে বিক্রিত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন
✅ ধারে বিক্রিত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন
[ঘ] যেকোনো বিক্রিত দ্রব্য ফেরত সংক্রান্ত লেনদেন
১৪৪. বিক্রয় ফেরতের সঠিক জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] বিক্রয় ফেরত হিসাবডেবিট
[খ] দেনাদার হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিটবিক্রয় ফেরত হিসাব ক্রেডিট
✅ বিক্রয় ফেরত হিসাবডেবিট
[ঘ] বিক্রয় ফেরত হিসাবডেবিট
দেনাদার হিসাব ক্রেডিটনগদান হিসাব ক্রেডিট
১৪৫. কোন বইকে অন্তমুর্খী ফেরত বই বলা হয়? (অনুধাবন)
[ক] ক্রয় বই
✅ বিক্রয় ফেরত বই
[গ] বিক্রয় বই
[ঘ] ক্রয় ফেরত বই
১৪৬. ক্রেডিট নোট বলতে কি বোঝায়? (অনুধাবন)
[ক] লেনদেনের ক্রেডিট হিসাব
[খ] প্রাপ্ত বাট্টার হিসাব
✅ বিক্রয় ফেরত সংক্রান্ত চিঠি
[ঘ] ক্রয় সংক্রান্ত চিঠি
১৪৭. ক্রেডিট নোটের সাহায্যে বিক্রেতা কোন বই প্রস্তুত করে? (জ্ঞান)
[ক] ক্রয় জাবেদা
[খ] বিক্রয় জাবেদা
[গ] ক্রয় ফেরত জাবেদা
✅ বিক্রয় ফেরত জাবেদা
১৪৮. ক্রেডিট নোট কার নিকট প্রেরণ করা হয়? (জ্ঞান)
✅ ক্রেতার নিকট
[খ] বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে
[গ] বিক্রেতার নিকট
[ঘ] বিক্রয় প্রতিষ্ঠানের হিসাববিভাগে
১৪৯. ক্রেডিট নোটের নম্বর কোথায় উল্লেখ করা হয়? (জ্ঞান)
[ক] ক্রয় জাবেদায়
[খ] ক্রয় ফেরত জাবেদায়
[গ] বিক্রয় জাবেদায়
✅ বিক্রয় ফেরত জাবেদায়
১৫০. ক্রেডিট নোটে কোন বাট্টা উল্লেখ থাকে? (জ্ঞান)
[ক] প্রদত্ত বাট্টা
[খ] প্রাপ্ত বাট্টা
[গ] নগদ বাট্টা
✅ কারবারি বাট্টা
১৫১. বিক্রেতা কী কারণে ক্রেডিট নোট প্রস্তুত করে? (অনুধাবন)
✅ ফেরত পণ্যের জন্য ক্রেতার হিসাব খাতকে ক্রেডিট করতে
[খ] ফেরত পণ্যের জন্য ক্রেতার হিসাব খাতকে ডেবিট করতে
[গ] ফেরত পণ্যের জন্য বিক্রয় হিসাব খাতকে ডেবিট করতে
[ঘ] ফেরত পণ্যের জন্য বিক্রয় হিসাব খাতকে ক্রেডিট করতে
১৫২. ক্রেডিট নোট প্রস্তুত করেন কে? (জ্ঞান)
[ক] ক্রেতা
✅ বিক্রেতা
[গ] দেনাদার
[ঘ] পাওনাদার
১৫৩. নগদ পণ্য বিক্রয় কোন বইতে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] বিক্রয় জাবেদায়
✅ নগদ প্রাপ্তি জাবেদায়
[গ] সমন্বয় জাবেদায়
[ঘ] বিক্রয় ফেরত জাবেদায়
১৫৪. কোনটি নগদ প্রদান জাবেদায় দেখাতে হয়? (জ্ঞান)
✅ নগদে পণ্য ক্রয়
[খ] নগদে পণ্য বিক্রয়
[গ] রহমানের কাছ থেকে ক্রয়
[ঘ] ধারে পণ্য ক্রয়
১৫৫. বিক্রয় মূল্যের সাথে কোনটি যোগ করা হয়? (অনুধাবন)
[ক] ক্রয় পরিবহন
[খ] বিক্রয় পরিবহন
[গ] বিক্রয় ফেরত
✅ প্যাকিং খরচ
১৫৬. চালানে দেখানো হয় কোনটি? (জ্ঞান)
✅ কারবারি বাট্টা
[খ] বরাদ্দকৃত বাট্টা
[গ] প্রদত্ত বাট্টা
[ঘ] প্রাপ্ত বাট্টা
১৫৭. বিক্রয় শর্ত ২/১০, নিট ৩০ দ্বারা নিচের কোনটি বুঝায়? (অনুধাবন)
[ক] ১০ দিনের মধ্যে ক্রেতা মূল্য পরিশোধ করতে বাধ্য
✅ ১০ দিনের মধ্যে পরিশোধ হলে ২% হারে নগদ ছাড় পাবে
[গ] ৩০ দিনের মধ্যে পরিশোধ হলে ২% হারে নগদ ছাড় পাবে
[ঘ] ২ দিনের মধ্যে পরিশোধ হলে ১০% হারে নগদ ছাড় পাবে
১৫৮. গ্রাহকের নিকট থেকে বিলে স্বীকৃতি পেলে কোন জাবেদায় লিখতে হয়? (জ্ঞান)
✅ প্রাপ্য বিল বই
[খ] ক্রয় জাবেদা
[গ] বিক্রয় জাবেদা
[ঘ] প্রকৃত জাবেদা
১৫৯. পাওনাদারের বিলে স্বীকৃতি দিলে কোন বইতে লিখা হয়? (অনুধাবন)
[ক] প্রাপ্য বিল বই
[খ] ক্রয় বই
✅ প্রদেয় বিল বই
[ঘ] প্রকৃত জাবেদা
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
১৬০. ক্রয় জাবেদা থেকে পাওয়া যায়- (অনুধাবন)
i. মোট ক্রয়ের পরিমাণ
ii. মোট ধারে ক্রয়ের পরিমাণ
iii. মোট পাওনাদারের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬১. পণ্য ক্রয় করা যায়- (অনুধাবন)
i. নগদে বা চেকে
ii. বাকিতে
iii. বিলের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬২. ক্রয় জাবেদায় উল্লেখ থাকে- (অনুধাবন)
i. ক্রমিক নম্বর
ii. শর্ত ও সূত্র
iii. চালান নম্বর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৩. ক্রয় মূল্যের সাথে যোগ হবে- (অনুধাবন)
i. ক্রয় পরিবহন
ii. বিক্রয় পরিবহন
iii. প্যাকিং খরচ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৪. বিক্রয় বই সম্পর্কে প্রযোজ্য- (অনুধাবন)
i. সমস্ত প্রকার নগদ বিক্রয় এতে লিপিবদ্ধ হয়
ii. ধারে আসবাবপত্র বিক্রয় এতে লিপিবদ্ধ হয় না
iii. কেবল ধারে পণ্য বিক্রয় এতে লিপিবদ্ধ হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৫. বিক্রয় জাবেদায় উল্লেখ থাকে- (অনুধাবন)
i. বিক্রয় শর্ত
ii. চালান নম্বর
iii. সূত্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৬. চালানে উল্লেখ থাকে- (অনুধাবন)
i. পণ্যের বিবরণ ও ফেরতের কারণ
ii. মূল্য পরিশোধের শর্ত
iii. ক্রেতা ও বিক্রেতার নাম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৭. চালান বইয়ের ওপর ভিত্তি করে হিসাবরক্ষক যে বইটি প্রস্তুত করবেন- (প্রয়োগ)
i. ক্রয় জাবেদা
ii. বিক্রয় জাবেদা
iii. ক্রয় ফেরত জাবেদা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৮. ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়- (অনুধাবন)
i. ফরমায়েশ অনুযায়ী না হলে
ii. পণ্যের মান খারাপ হলে
iii. মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ করা হলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৯. ডেবিট নোটে উল্লেখ থাকে- (অনুধাবন)
i. প্রাপকের নাম
ii. চালান নম্বর
iii. রসিদ নম্বর
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭০. বিক্রয়কৃত পণ্য ফেরত আসে- (অনুধাবন)
i. নমুনামাফিক না হলে
ii. বিক্রয় না করতে পারলে
iii. পণ্য খারাপ হলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭১. মালের বিবরণ ও ফেরতের কারণ উল্লেখ থাকে- (অনুধাবন)
i. ডেবিট নোটে
ii. চালানে
iii. ক্রেডিট নোটে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭২. ধারে বিক্রীত পণ্য ফেরত আসলে পণ্যের সাথে যে চিঠি আসে তা হলো- (অনুধাবন)
i. দেনা চিঠি
ii. ক্রেডিট নোট
iii. ডেবিট নোট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৩. বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হবে- (অনুধাবন)
i. সকল বকেয়া খরচ ও অনাদায়ী আয়
ii. সকল বাকিতে পণ্য ক্রয়
iii. সকল নগদ প্রাপ্তি ও প্রদান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
নিচের অুনচ্ছেদটি পড়ে ১৭৪ ও ১৭৫ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব আলী একজন পাইকারি ব্যবসায়ী। তিনি সারা মাস ধরে বাকিতে পণ্য ক্রয় করে জাবেদায় লিপিবদ্ধ করেন এবং মাস শেষে একবারে মূল্য পরিশোধ করেন। তিনি রাজশাহীর শাহী বিতান থেকে ২০১৮ সালে ১ জুলাই তারিখে ৩০০ টাকা দরে ২৫টি শাড়ী এবং ২২০ টাকা দরে ১০ খানা লুঙ্গি ক্রয় করেন। কারবারি বাট্টা ১০% এবং ডেলিভারি খরচ ১০০ টাকা।
১৭৪. ১ জুলাই তারিখে জনাব আলী তার ক্রয় বইতে মোট কত টাকা লিপিবদ্ধ করবেন? (প্রয়োগ)
[ক] ১,০৭০ টাকা
✅ ৮,৮৩০ টাকা
[গ] ৯,৮০০ টাকা
[ঘ] ৯,৭০০ টাকা
১৭৫. জনাব আলী উল্লেখিত লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ না করে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করায়- (উচ্চতর দক্ষতা)
i. বাকিতে ক্রয় সংক্রান্ত যে কোনো তথ্য সহজে সংগ্রহ করতে পারেন
ii. মাস শেষে মোট বাকিতে পণ্য ক্রয়ের পরিমাণ নির্ণয় করেতে পারবেন
iii. নির্দিষ্ট সময় শেষে ক্রয় বইয়ের যোগফল ক্রয় হিসাবে স্থানান্তর করতে পারবেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭৬ ও ১৭৭ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব ফেরদৌস একজন চাল বিক্রেতা। ২০১৮ সালে ৫ মে তিনি কুমিল্লার খালেক ব্রাদার্সের নিকট প্রতি কুইন্টাল ৩০০ টাকা দরে ১০০ কুইন্টাল নাজির শাইল চাল বিক্রি করেন। কারবারি বাট্টা ১০%। উক্ত মাসের ১২ তারিখে খালেক ব্রাদার্স ১০ কুইন্টাল চাল ফেরত পাঠায়।
১৭৬. ৫ তারিখের লেনদেনটির জন্য জনাব ফেরদৌস বিক্রয় বইতে কত টাকা লিপিবদ্ধ করবেন? (প্রয়োগ)
[ক] ৩০,০০০ টাকা
✅ ২৭,০০০ টাকা
[গ] ৩৩,০০০ টাকা
[ঘ] ২৪,৩০০ টাকা
১৭৭. ১২ তারিখের লেনদেনটির জন্য জনাব ফেরদৌস- (প্রয়োগ)
i. ক্রয় ফেরত জাবেদায় দাখিলা দিবেন
ii. একটি ক্রেডিট নোট প্রস্তুত করবেন
iii. একটি ক্রেডিট ভাউচার প্রস্তুত করবেন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭৮ ও ১৭৯ নং প্রশ্নের উত্তর দাও:
অনিক চন্দ্র রায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায়ের যাবতীয় হিসাব তিনি নিজেই সংরক্ষণ করেন। হিসাব সংরক্ষণের কাজকে দ্রুত এবং নির্ভুলভাবে সম্পাদন করার জন্য তিনি তার লেনদেনগুলো বিভিন্ন জাবেদায় লিপিবদ্ধ করেন। জাবেদাভুক্ত লেনদেনগুলোকে তিনি পরবর্তীতে খতিয়ান হিসাবে স্থানান্তর করেন এবং নির্দিষ্ট সময়ান্তে উক্ত হিসাবসমূহের জের নির্ণয় করেন।
১৭৮. ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ প্রদান সংক্রান্ত যাবতীয় লেনদেন তিনি কোন বইতে লিপিবদ্ধ করবেন? (প্রয়োগ)
[ক] নগদ প্রাপ্তি জাবেদায়
✅ নগদ প্রদান জাবেদায়
[গ] সাধারণ জাবেদায়
[ঘ] প্রকৃত জাবেদায়
১৭৯. অনিক চন্দ্র রায় প্রথম পর্যায়ের বইগুলো সংরক্ষণ করেন- (উচ্চতর দক্ষতা)
i. দৈনিক লেনদেনগুলো প্রাথমিকভাবে লিপিবদ্ধ করতে
ii. খতিয়ান প্রস্তুতের কাজকে সহজ, পরিচ্ছন্ন ও নির্ভুল করতে
iii. নির্দিষ্ট সময়ান্তে হিসাবসমূহের জের নির্ণয় করতে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সাধারণ জাবেদা দাখিল প্রদানে বিবেচ্য বিষয়
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
১৮০. নিচের কোনটির নামে হিসাব লেখা হয়? (জ্ঞান)
[ক] পণ্য
[খ] মাল
✅ ক্রয়
[ঘ] চেক
১৮১. চেকের মাধ্যমে পণ্য ক্রয় এর সঠিক জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] ক্রয় হিসাব ডেবিট
✅ ক্রয় হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিটব্যাংক হিসাব ক্রেডিট
[গ] পণ্য ক্রয় হিসাব ডেবিট
[ঘ] উত্তোলন হিসাব ডেবিট
ব্যাংক হিসাব ক্রেডিটক্রয় হিসাব ক্রেডিট
১৮২. পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে, নিচের কোনটি ধরতে হবে? (অনুধাবন)
[ক] নগদে ক্রয় ও বিক্রয়
✅ বাকিতে ক্রয় ও বিক্রয়
[গ] চেকে ক্রয় ও বিক্রয়
[ঘ] ব্যাংকের মাধ্যমে ক্রয় ও বিক্রয়
১৮৩. কারবারে ব্যবহৃত বা ব্যবহারের উদ্দেশ্যে ক্রীত কোন সম্পত্তি বিক্রয় করলে ক্রেডিট হবে কোনটি? (প্রয়োগ)
[ক] ক্রয় হিসাব
[খ] বিক্রয় হিসাব
[গ] মূলধন হিসাব
✅ সম্পত্তি হিসাব
১৮৪. রহমানের নিকট ধারে পণ্য বিক্রয়ের সঠিক জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] ব্যাংকে হিসাব ডেবিট
[খ] নগদান হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিটবিক্রয় হিসাব ক্রেডিট
✅ দেনাদার হিসাব ডেবিট
[ঘ] রহমান হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিটবিক্রয় হিসাব ক্রেডিট
১৮৫. ক্রয় ফেরতের সঠিক জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] ক্রয় ফেরত হিসাব ডেবিট
[খ] ক্রয় ফেরত হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিটক্রয় হিসাব ক্রেডিট
✅ পাওনাদার হিসাব ডেবিট
[ঘ] রহমান হিসাব ডেবিট
ক্রয় ফেরত হিসাব ক্রেডিটক্রয় হিসাব ক্রেডিট
১৮৬. পণ্য আমদানি করা হলো। এর জাবেদা হবে কোনটি? (প্রয়োগ)
✅ ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট
[খ] ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট
[গ] ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[ঘ] আমদানি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
১৮৭. আসবাবপত্র ক্রয় এর জন্য কোনটিকে ডেবিট করতে হয়? (অনুধাবন)
[ক] ক্রয় হিসাব
[খ] নগদান হিসাব
✅ আসবাবপত্র হিসাব
[ঘ] আসবাবপত্র ক্রয় হিসাব
১৮৮. পুরাতন যন্ত্রপাতি বিক্রয় এর জন্য নিচের কোনটিকে ক্রেডিট করতে হবে? (প্রয়োগ)
[ক] পুরাতন যন্ত্রপাতি হিসাব
[খ] যন্ত্রপাতি বিক্রয় হিসাব
✅ যন্ত্রপাতি হিসাব
[ঘ] বিক্রয় হিসাব
১৮৯. আয়-ব্যয় এর ক্ষেত্রে, কোনটির নামে হিসাব হয়? (প্রয়োগ)
[ক] প্রতিষ্ঠানের নামে
[খ] প্রতিষ্ঠানের মালিকের নামে
✅ সংশ্লিষ্ট আয় ও ব্যয়ের নামে
[ঘ] স্থানের নামে
১৯০. কর্মচারী রহমানকে বেতন প্রদান এর জন্য কোনটিকে ডেবিট করতে হবে? (অনুধাবন)
[ক] রহমান হিসাব
[খ] কর্মচারী হিসাব
✅ বেতন হিসাব
[ঘ] অগ্রিম বেতন হিসাব
১৯১. অফিসের জন্য বাকিতে পেনসিল ক্রয়ের জন্য জাবেদা হবে কোনটি? (প্রয়োগ)
[ক] মনিহারি হিসাব ডেবিট
[খ] পেনসিল হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিটপাওনাদার হিসাব ক্রেডিট
[গ] মনিহারি হিসাব ডেবিট
✅ মনিহারি হিসাব ডেবিট
পাওনাদার হিসাব ক্রেডিটবকেয়া মনিহারি হিসাব ক্রেডিট
১৯২. দোকান হতে পণ্য চুরির সঠিক জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] বিবিধ ক্ষতি হিসাবডেবিট
✅ বিবিধ ক্ষতি হিসাব ডেবিট
পণ্য হিসাব ক্রেডিটক্রয় হিসাব ক্রেডিট
[গ] পণ্যচুরি হিসাব ডেবিট
[ঘ] আগুনে বিনষ্ট পণ্য ডেবিট
ক্রয় হিসাব ক্রেডিটক্রয় হিসাব ক্রেডিট
১৯৩. “আয়কর প্রদান ৫,০০০ টাকা”- এর সঠিক জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] আয়কর হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[খ] নগদান হিসাব ডেবিট, আয়কর হিসাব ক্রেডিট
✅ উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[ঘ] নগদান হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট
১৯৪. মি. আসিফ তাঁর স্ত্রী গহনা বিক্রি করে কারবারে ২০,০০০ টাকা আনলেন এখানে ক্রেডিট হবে কোনটি? (প্রয়োগ)
[ক] গহনা হিসাব
[খ] বিক্রয় হিসাব
✅ মূলধন হিসাব
[ঘ] নগদান হিসাব
১৯৫. ব্যাংক হতে উত্তোলন এর জন্য কোনটিকে ডেবিট করতে হবে? (প্রয়োগ)
[ক] উত্তোলন হিসাব
[খ] ব্যাংক হিসাব
✅ নগদান হিসাব
[ঘ] সম্পত্তি হিসাব
১৯৬. আগুনে পণ্য বিনষ্টের জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] আগুনে বিনষ্ট পণ্য হিসাবডেবিট
নগদান হিসাব ক্রেডিট
[খ] আগুনে বিনষ্ট পণ্য হিসাবডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট
✅ বিবিধ ক্ষতি হিসাব ডেবিট
ক্রয় হিসাব ক্রেডিট
[ঘ] আগুনে বিনষ্ট পণ্য হিসাবডেবিট
বিবিধ ক্ষতি হিসাব ক্রেডিট
১৯৭. ব্যাংক সুদ মঞ্জুরের জন্য, কোনটিকে ডেবিট করতে হবে? (অনুধাবন)
[ক] নগদান হিসাব
✅ ব্যাংক হিসাব
[গ] ব্যাংক চার্জ হিসাব
[ঘ] ব্যাংক সুদ হিসাব
১৯৮. ব্যাংক চার্জ এর সঠিক জাবেদা কোনটি? (অনুধাবন)
[ক] ব্যাংক হিসাব ডেবিট
[খ] ব্যাংক চার্জ হিসাব ডেবিট
ব্যাংক চার্জ হিসাব ক্রেডিটনগদান হিসাব ক্রেডিট
[গ] ব্যাংক হিসাব ডেবিট
✅ ব্যাংক চার্জ হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিটব্যাংক হিসাব ক্রেডিট
১৯৯. কোথায় প্রদত্ত চেক হিসাবভুক্ত করতে হয়? (জ্ঞান)
[ক] নগদান কলামে
✅ ব্যাংক কলামে
[গ] প্রদেয় কলামে
[ঘ] ক্রয় হিসাবের কলামে
২০০. চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিলে কোন হিসাবটি ক্রেডিট হবে? (প্রয়োগ)
[ক] ব্যাংক হিসাব
[খ] পাওনাদার হিসাব
✅ দেনাদার হিসাব
[ঘ] নগদান হিসাব
২০১. কর্মচারীদের বেতন মালিক তার নিজস্ব ব্যাংক হিসাব থেকে দিলে, এর সঠিক জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] বেতন হিসাব ডেবিট
✅ বেতন হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিটমূলধন হিসাবক্রেডিট
[গ] বেতন হিসাব ডেবিট
[ঘ] বেতন হিসাব ডেবিট
ব্যাংক হিসাব ক্রেডিটঅতিরিক্ত মূলধন হিসাবক্রেডিট
২০২. অফিসের জন্য কাগজ, কালি, পিন ক্রয় করা হলে, কোন হিসাব ডেবিট হবে? (প্রয়োগ)
[ক] অফিস সংক্রান্ত হিসাব
[খ] অফিস সাপ্লাইজ হিসাব
[গ] বিবিধ খরচ হিসাব
✅ মনিহারি হিসাব
২০৩. মালিকের বাজার খরচ ব্যবসায় থেকে প্রদান, এর জন্য কোনটিকে ডেবিট করতে হবে? (প্রয়োগ)
[ক] নগদান
[খ] মূলধন
✅ উত্তোলন
[ঘ] ক্রয়
২০৪. দেনাদার হতে চেক প্রাপ্তির জন্য কোনটি বৃদ্ধি পাবে? (প্রয়োগ)
[ক] নগদান
✅ ব্যাংক
[গ] বাট্টা
[ঘ] বিক্রয়
২০৫. দেনাদার হতে বাহক চেক প্রাপ্তির জন্য কোনটি বৃদ্ধি পাবে? (অনুধাবন)
[ক] ব্যাংকিং হিসাব
[খ] চেক হিসাব
✅ নগদান হিসাব
[ঘ] প্রাপ্তি হিসাব
২০৬. নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় নিচের কোনটির কারণে? (অনুধাবন)
[ক] দাগ কাটা চেক পেলে
✅ ঋণ গ্রহণ করলে
[গ] বিনিয়োগ করলে
[ঘ] পণ্য গ্রহণ করলে
২০৭. আসবাবপত্রের অবচয়ের জন্য নিচের কোনটি ক্রেডিট হবে? (প্রয়োগ)
[ক] আসবাবপত্র হিসাব
[খ] আসবাবপত্রের অবচয় হিসাব
[গ] পুঞ্জিভূত অবচয় হিসাব
✅ পুঞ্জিভূত অবচয় (আসবাবপত্র) হিসাব
২০৮. আসবাবপত্র ক্রয় ৫০,০০০ টাকা এবং এর বহন খরচ ২,০০০ টাকা এর জন্য আসবাবপত্রকে কত টাকায় ডেবিট করতে হবে? (প্রয়োগ)
[ক] ৪৮,০০০ টাকা
[খ] ৫০,০০০ টাকা
✅ ৫২,০০০ টাকা
[ঘ] ৫৪,০০০ টাকা
২০৯. পণ্য বিক্রয় করে প্রাপ্ত অর্থ মালিকের ব্যক্তিগত প্রয়োজন খরচ, এর জন্য কোনটিকে ডেবিট করতে হবে? (প্রয়োগ)
[ক] নগদান হিসাব
[খ] বিবিধ খরচ হিসাব
✅ উত্তোলন হিসাব
[ঘ] বিক্রয় হিসাব
২১০. দেনাদার কর্তৃক বিলে স্বীকৃতি প্রদান করলে কোন বইতে লেখা হয়? (জ্ঞান)
[ক] বিক্রয় বইতে
[খ] বিক্রয় ফেরত বইতে
[গ] প্রদেয় বিল বইতে
✅ প্রাপ্য বিল বইতে
২১১. প্রদেয় বিলে কখন স্বীকৃতি দেয়া হয়? (অনুধাবন)
[ক] ধারে পণ্য বিক্রয়ের সময়
✅ ধারে পণ্য ক্রয়ের সময়
[গ] বিক্রিত পণ্য ফেরত আসলে
[ঘ] ক্রয়কৃত পণ্য ফেরত দিলে
২১২. সঞ্চয়পত্র ক্রয় করা হলো। জাবেদা হবে কোনটি? (প্রয়োগ)
✅ বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[খ] ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[গ] বিনিয়োগ গিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট
[ঘ] সঞ্চয়পত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
২১৩. প্রাইজবন্ডের বিনিময়ে পণ্য ক্রয় এর জাবেদা কী? (প্রয়োগ)
✅ ক্রয় হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ক্রেডিট
[খ] বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট
[গ] ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[ঘ] বিনিয়োগ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
২১৪. মালিক কর্তৃক সরবরাহকৃত ৫০,০০০ টাকা দ্বারা পণ্য ক্রয় করা হলো। এখানে কোন শ্রেণির হিসাবের সৃষ্টি হয়েছে? (অনুধাবন)
[ক] আয় ও ব্যয়
[খ] ব্যয় ও দায়
✅ ব্যয় ও মালিকানা স্বত্ব
[ঘ] মালিকানা স্বত্ব ও সম্পদ
২১৫. বিক্রয়ের উদ্দেশ্য য ন্ত্রপাতি ক্রয় করা হলো ৮,০০০ টাকা। এখানে সংশ্লিষ্ট হিসাব কোনটি? (অনুধাবন)
[ক] যন্ত্রপাতি হিসাব, বিক্রয় হিসাব
[খ] যন্ত্রপাতি হিসাব, নগদান হিসাব
[গ] নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব
✅ ক্রয় হিসাব, নগদান হিসাব
২১৬. মালিককে বিনামূল্যে ৫০০ টাকা কাগজ, কালি ও কার্বন বিতরণ করা হলো,- এর জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
[খ] বিজ্ঞাপন হিসাব ডেবিট, মনিহারি হিসাব ক্রেডিট
✅ উত্তোলন হিসাব ডেবিট, মনিহারি হিসাব ক্রেডিট
[ঘ] উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
২১৭. ব্যবসায়ে অতিরিক্ত মূলধন আনা হলো, লেনদেনটির সঠিক জাবেদা কী? (প্রয়োগ)
[ক] সম্পত্তি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট
[খ] মূলধন হিসাব ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট
✅ নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট
[ঘ] নগদান হিসাব ডেবিট, দায় হিসাব ক্রেডিট
২১৮. ব্যাংক হতে উত্তোলন। জাবেদা হবে কোনটি? (প্রয়োগ)
[ক] উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট
✅ নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট
[গ] উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[ঘ] নগদান হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট
২১৯. দেনাদারের যে অংশ আদায়যোগ্য নয়, তার জন্য ক্রেডিট হবে কোনটি? (অনুধাবন)
[ক] নগদান হিসাব
[খ] অনাদায়ী পাওনা হিসাব
✅ দেনাদার হিসাব
[ঘ] অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব
২২০. অফিসের জন্য রেফ্রিজারেটর ক্রয় করা হলে কোন হিসাব সংরক্ষণ করতে হবে? (প্রয়োগ)
[ক] আসবাবপত্র হিসাব
✅ অফিস সরঞ্জাম হিসাব
[গ] যন্ত্রপাতি হিসাব
[ঘ] ক্রয় হিসাব
২২১. অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় করলে কোন হিসাবে ডেবিট হবে? (প্রয়োগ)
[ক] মনিহারি হিসাব
✅ অফিস সাপ্লাইজ হিসাব
[গ] অফিস সরঞ্জাম
[ঘ] ক্যালকুলেটর হিসাব
২২২. ব্যাংক ঋণ গ্রহণ করলে ব্যবসায় কী বৃদ্ধি পাবে? (অনুধাবন)
[ক] চলতি দায়
[খ] স্বত্বাধিকার
[গ] দীর্ঘমেয়াদি দায়
✅ নগদ অর্থ ও দায়
২২৩. ক্যাশবাক্স হতে ৫০০ টাকা চুরি হলো। সঠিক জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] নগদান হিসাব ডেবিট, বিবিধ ক্ষতি হিসাব ক্রেডিট
[খ] চুরি হিসাব ডেবিট, বিবিধ ক্ষতি হিসাব ক্রেডিট
✅ বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[ঘ] নগদান হিসাব ডেবিট, চুরি হিসাব ক্রেডিট
২২৪. কোন দ্রব্যের তালিকামূল্য ২,৫০,০০০ টাকা ও কারবারি বাট্টা ১০% হলে, নিট বিক্রয় মূল্য কত? (প্রয়োগ)
[ক] ২,৫০,০০০ টাকা
[খ] ২,৩৫,০০০ টাকা
✅ ২,২৫,০০০ টাকা
[ঘ] ২,৭৫,০০০ টাকা
২২৫. প্রারম্ভিক দেনাদার ১২,০০০ টাকা। সমাপনী দেনাদার ১০,০০০ টাকা। ঐ বছরে দেনাদারের নিকট হতে ১৫,০০০ টাকা ও ২০,০০০ টাকার প্রাপ্য বিল পাওয়া গেল। মোট ধারে বিক্রয়ের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ২০,০০০ টাকা
✅ ৩৩,০০০ টাকা
[গ] ৩৫,০০০ টাকা
[ঘ] ৪৫,০০০ টাকা
২২৬. নগদ ক্রয় ৫০,০০০ টাকা, ধারে ক্রয় ১৫,০০০ টাকা, কারবারি বাট্টা ১০%, প্যাকিং খরচ ৫০০ টাকা। বিমা খরচ ১,০০০ টাকা ও পরিবহন খরচ ২,৫০০ টাকা। ক্রয় বইতে কত টাকা লিখতে হবে? (প্রয়োগ)
[ক] ১৩,৫০০ টাকা
[খ] ১৪,৫০০ টাকা
[গ] ১৫,০০০ টাকা
✅ ১৭,৫০০ টাকা
২২৭. অফিসে ব্যবহারের উদ্দেশ্য স্ট্যাপলার ক্রয় এর সঠিক জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] ক্রয় হিসাবডেবিট
নগদান হিসাব ক্রেডিট
[খ] অফিস সরঞ্জাম হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
[গ] আয় ব্যয় বিবরণী হিসাব ডেবিট
অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট
✅ অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
২২৮. কারবার থেকে পণ্য চুরি হলে এর জন্য ক্রেডিট করতে হবে কোন হিসাবকে? (প্রয়োগ)
✅ ক্রয় হিসাব
[খ] বিবিধ ক্ষতি হিসাব
[গ] নগদান হিসাব
[ঘ] আসবাবপত্র হিসাব
২২৯. কম্পিউটার বিক্রয়ের জন্য ক্রেডিট করতে হবে কোন হিসাবকে? (প্রয়োগ)
✅ অফিস সরঞ্জাম হিসাব
[খ] মনিহারি হিসাব
[গ] বিক্রয় হিসাব
[ঘ] আসবাবপত্র হিসাব
২৩০. বিক্রয়ের উদ্দেশ্য ক্রীত সম্পত্তি বিক্রয় করা হলে, এর জন্য ক্রেডিট করতে হবে কোন হিসাবকে? (প্রয়োগ)
[ক] সম্পত্তি হিসাব
✅ বিক্রয় হিসাব
[গ] দেনাদার হিসাব
[ঘ] আসবাবপত্র হিসাব
২৩১. মালিক কর্তৃক উত্তোলন ১০,০০০ টাকা, এর সঠিক জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] উত্তোলন হিসাব ডেবিট ১০,০০০
ক্রয় হিসাব ক্রেডিট ১০,০০০
[খ] উত্তোলন হিসাব ডেবিট ১০,০০০
ব্যাংক হিসাব ক্রেডিট ১০,০০০
✅ উত্তোলন হিসাব ডেবিট ১০,০০০
নগদান হিসাব ক্রেডিট ১০,০০০
[ঘ] উত্তোলন হিসাব ডেবিট ১০,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ১০,০০০
২৩২. জনাব রাশেদ ১,০০,০০০ টাকার পণ্য ক্রয় করে উহার ৫০% নগদে ও ৪০% চেকে পরিশোধ করল। ক্রয় বইতে কত টাকা লিপিবদ্ধ করতে হবে? (প্রয়োগ)
[ক] ১,০০,০০০
[খ] ৯০,০০০
[গ] ৪০,০০০
✅ ১০,০০০
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
২৩৩. সাধারণ জাবেদা দাখিলা প্রদানের ক্ষেত্রে- (অনুধাবন)
i. পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না
ii. আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা হবে না
iii. সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন, পুরাতন প্রভৃতি শব্দ ব্যবহৃত হবে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩৪. ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয়- (অনুধাবন)
i. মালিক কর্তৃক পণ্য উত্তোলনে
ii. বিনামূল্যে পণ্য বিতরণে
iii. ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[গ] i ও iii
[খ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩৫. পণ্যের পরিমাণ হ্রাস পায়- (অনুধাবন)
i. পণ্য চুরি হলে
ii. পণ্য নষ্ট হলে
iii. বিনামূল্যে পণ্য বিতরণ করলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩৬. বিবিধ ক্ষতি দেখাতে হয়- (অনুধাবন)
i. ক্যাশবাক্স থেকে চুরি হলে
ii. ব্যাংক থেকে টাকা তোলার পর চুরি হলে
iii. ক্যাশে মূল্যহীন চেক থাকলে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩৭. ব্যাংক হিসাবে প্রভাব ফেলবে- (অনুধাবন)
i. ব্যাংক সুদ মঞ্জুর করলে
ii. ব্যাংক খরচ চার্জ করলে
iii. ব্যাংক থেকে চুরি হলে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[গ] i ও iii
[খ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩৮. কোনটি ক্রয়ের জন্য ‘অফিস সরঞ্জাম হিসাব’ ডেবিট হবে- (অনুধাবন)
i. কম্পিউটার
ii. কালি
iii. ফটোকপি মেশিন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩৯. অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে- (অনুধাবন)
i. স্ট্যাপলার, ঘড়ি, ক্যালকুলেটর
ii. এসি, কম্পিউটার
iii. ফটোকপি মেশিন, রেফ্রিজারেটর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪০. মালিক নিজ প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে- (অনুধাবন)
i. পণ্য
ii. নগদ অর্থ
iii. বেতন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪১. স্থায়ী সম্পত্তি হ্রাস পায়- (অনুধাবন)
i. অবচয় হলে
ii. বিক্রয় করলে
iii. ক্রয় করলে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪২. অনাদায়ী পাওনা ধার্য করা হলে তার জন্য কোন হিসাবে প্রভাব পড়বে- (অনুধাবন)
i. অনাদায়ী পাওনা হিসাব
ii. অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব
iii. দেনাদার হিসাব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪৩. প্রদেয় বিলের সাথে সম্পর্ক যুক্ত হলো- (অনুধাবন)
i. ধারে ক্রয়
ii. পাওনাদার
iii. দেনাদার
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
প্রকৃত জাবেদা
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
২৪৪. যে সকল লেনদেন বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না সেগুলো কোথায় লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] সংশোধনী জাবেদায়
[খ] নগদ প্রাপ্তি জাবেদায়
[গ] সমাপনী জাবেদায়
✅ প্রকৃত জাবেদায়
২৪৫. নিচের কোন দুইটি জাবেদা একই অর্থবোধক? (অনুধাবন)
[ক] ক্রয় জাবেদা ও বিক্রয় ফেরত জাবেদা
[খ] বিক্রয় জাবেদা ও বিক্রয় ফেরত জাবেদা
[গ] প্রারম্ভিক জাবেদা ও সমাপনী জাবেদা
✅ সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা
২৪৬. প্রকৃত জাবেদায় কোনটি লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] ক্রয়
[খ] বিক্রয়
[গ] নগদে আসবাবপত্র বিক্রয়
✅ ধারে আসবাবপত্র বিক্রয়
২৪৭. ব্যবসায়ে ব্যবহারের জন্য বাকীতে মেশিন ক্রয় করা হলে তা কোন জাবেদায় লিপিবদ্ধ করতে হবে? (প্রয়োগ)
[ক] ক্রয় জাবেদায়
[খ] যন্ত্রপাতি জাবেদায়
[গ] নগদ প্রদান জাবেদায়
✅ প্রকৃত জাবেদায়
২৪৮. ভুলত্রুটি সংশোধন করার জন্য কোন জাবেদায় দাখিলা প্রদান করা হয়? (জ্ঞান)
[ক] সমন্বয় জাবেদায়
[খ] সমাপনী জাবেদায়
✅ সংশোধনী জাবেদায়
[ঘ] প্রারম্ভিক জাবেদায়
২৪৯. সংশোধনী জাবেদা প্রয়োজন কেন? (অনুধাবন)
✅ লেনদেন লিপিবদ্ধকরণের ভুল সংশোধন করতে
[খ] মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব প্রস্তুত করতে
[গ] অসমন্বয়কৃত লেনদেনগুলো সমন্বয় করতে
[ঘ] সম্পদ, দায় ও স্বত্বাধিকারের জের স্থানান্তর করতে
২৫০. লেনদেন লিপিবদ্ধকরণে কোনো ভুল সংঘটিত হলে তা কীভাবে সংশোধন করতে হবে? (প্রয়োগ)
[ক] ভুল হিসাবটি খাতা থেকে ছিঁড়ে ফেলতে হবে
[খ] ভুল হিসাবটি মুছে ফেলার ব্যবস্থা করতে হবে
✅ ভুল হিসাবটির জন্য সংশোধনী দাখিলা দিতে হবে
[ঘ] ভুল হিসাবটি রেখেই হিসাব সমাপ্ত করতে হবে
২৫১. লেনদেন লিপিবদ্ধকরণের ভুল সংশোধনে সংশোধনী দাখিলা প্রদানের স্বপক্ষে যুক্তি কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] হিসাব কাঁটা ছেঁড়া করলে হিসাব বই অপরিচ্ছন্ন হয়
✅ হিসাব কাঁটা ছেঁড়া করে ঠিক করা যায় না
[গ] হিসাব কাঁটা ছেঁড়া করলে ভুলত্রুটির সম্ভাবনা বাড়ে
[ঘ] হিসাবের কাঁটাছেড়া হিসাবরক্ষণের অদক্ষতা প্রকাশ করে
২৫২. আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] প্রারম্ভিক জাবেদা
[খ] সমাপনী জাবেদা
✅ সমন্বয় জাবেদা
[ঘ] নগদ প্রদান জাবেদা
২৫৩. সমন্বয় জাবেদায় দাখিলা দেয়া হয় কোনটি? (অনুধাবন)
[ক] নগদ ক্রয়
[খ] ধারে বিক্রয়
[গ] নগদ প্রাপ্তি
✅ বকেয়া খরচ
২৫৪. বিনিয়োগের সুদ আদায়ের সঠিক জাবেদা কোনটি? (জ্ঞান)
[ক] বিনিয়োগ হিসাব ডেবিট
বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট
✅ নগদান হিসাব ডেবিট
বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট
[গ] প্রাপ্ত বিনিয়োগের সুদ হিসাবডেবিট
বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট
[ঘ] ব্যাংক হিসাব ডেবিট
বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট
২৫৫. বকেয়া বেতন পরিশোধের সঠিক জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] বকেয়া বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[খ] বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট
[গ] বকেয়া বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট
✅ বকেয়া বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
২৫৬. যন্ত্রপাতি সংস্থাপনের জন্য মজুরি প্রদান করা হল ১,০০০ টাকা এখানে কোন হিসাবটি ডেবিট হবে? (প্রয়োগ)
✅ যন্ত্রপাতি
[খ] মজুরি
[গ] নগদান
[ঘ] মেরামত
২৫৭. আসবাবপত্রের অবচয় ৫০০ টাকা, এর জন্য কোন জাবেদা হবে? (প্রয়োগ)
[ক] সংশোধনী জাবেদা
✅ সমন্বয় জাবেদা
[গ] সমাপনী জাবেদা
[ঘ] প্রারম্ভিক জাবেদা
২৫৮. ব্যাংক জমাতিরিক্ত ঋণ পরিশোধ ২৫,০০০ টাকা-এর সঠিক জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] ব্যাংক জমাতিরিক্ত ঋণ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট
✅ ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[গ] নগদান হিসাব ডেবিট, ব্যাংক জমাতিরিক্ত ঋণ হিসাব ক্রেডিট
[ঘ] ব্যাংক ঋণ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট
২৫৯. বকেয়া ভাড়া ৫,০০০ টাকা পরিশোধ করা হলো। সঠিক জাবেদা কোনটি? (প্রয়োগ)
[ক] ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট
✅ বকেয়া ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[গ] বকেয়া ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট
[ঘ] নগদান হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট
২৬০. মুনাফা জাতীয় আয়, ব্যয় ও উত্তোলন হিসাবের জের বন্ধ করতে হিসাবরক্ষক কোন জাবেদায় দাখিলা প্রদান করবেন? (প্রয়োগ)
[ক] সংশোধনী জাবেদায়
[খ] প্রারম্ভিক জাবেদায়
[গ] সমন্বয় জাবেদায়
✅ সমাপনী জাবেদায়
২৬১. কোনো নির্দিষ্ট বছরের কোন হিসাবগুলো পরবর্তী বছরে প্রভাব ফেলবে না? (জ্ঞান)
✅ মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব
[খ] মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় হিসাব
[গ] মূলধন জাতীয় ব্যয় হিসাব
[ঘ] বিলম্বিত ব্যয় হিসাব
২৬২. বিমল সরকার আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় সমাপনী দাখিলা দিয়ে মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং উত্তোলন হিসাব বন্ধ করে দিলেন তার এরূপ দাখিলা প্রদানের যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] বিগত বছরের সকল হিসাব পরবর্তী বছরে স্থানান্তর অসম্ভব
[খ] নতুন বছরে তিনি নতুনভাবে সকল হিসাব শুরু করবেন
✅ উক্ত হিসাবসমূহ পরবর্তী বছরে কোনো প্রভাব ফেলবে না
[ঘ] তিনি তার ব্যবসায়ের ধরন পরিবর্তন করবেন
২৬৩. মুনাফা জাতীয় আয় হিসাবকে বন্ধ করার জন্য সমাপনী জাবেদায় আয় হিসাবকে কী করা হয়? (জ্ঞান)
[ক] ক্রেডিট
✅ ডেবিট
[গ] ডেবিট ও ক্রেডিট
[ঘ] বাদ দেয়া
২৬৪. কোন হিসাব বন্ধের জন্য সমাপনী দাখিলা দেওয়া হয়? (অনুধাবন)
✅ অস্থায়ী হিসাব
[খ] স্থায়ী হিসাব
[গ] সম্পত্তিবাচক হিসাব
[ঘ] দায়বাচক হিসাব
২৬৫. যে জাবেদা দাখিলার মাধ্যমে হিসাবকাল শেষে আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে আয়-ব্যয় হিসাবসমূহ বন্ধ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] সমন্বয় দাখিলা
[খ] সংশোধনী দাখিলা
[গ] স্থানান্তর দাখিলা
✅ সমাপনী দাখিলা
২৬৬. সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাবটি বন্ধ করা হয়? (জ্ঞান)
[ক] আসবাবপত্র
[খ] অগ্রিম ভাড়া
✅ উত্তোলন
[ঘ] মূলধন
২৬৭. বিক্রয় ৫০,০০০ টাকা, সমাপনী জাবেদায় নিচের কোন জাবেদাটি সঠিক? (প্রয়োগ)
[ক] নগদান হিসাব ডেবিট ৫০,০০০ টাকা
বিক্রয় হিসাব ক্রেডিট ৫০,০০০ টাকা
[খ] নগদান হিসাব ডেবিট ৫০,০০০ টাকা
আয় বিবরণী হিসাব ক্রেডিট ৫০,০০০ টাকা
✅ বিক্রয় হিসাব ডেবিট ৫০,০০০ টাকা
আয় বিবরণী হিসাব ক্রেডিট ৫০,০০০ টাকা
[ঘ] দেনাদার হিসাব ডেবিট ৫০,০০০ টাকা
বিক্রয় হিসাব ক্রেডিট ৫০,০০০ টাকা
২৬৮. বিগত বছরের হিসাবকালের শেষ দিনের সম্পদ, দায় ও স্বত্বাধিকারের জের পরবর্তী বছরের শুরুতে নিয়ে আসার জন্য কোনটি প্রস্তুত করতে হবে? (প্রয়োগ)
✅ প্রারম্ভিক জাবেদা
[খ] সমাপনী জাবেদা
[গ] সমন্বয় জাবেদা
[ঘ] সংশোধনী জাবেদা
২৬৯. বিগত বছরের সম্পদ, দায় ও স্বত্বাধিকার কোন জাবেদার মাধ্যমে চলতি বছরে দেখাতে হয়? (অনুধাবন)
[ক] সংশোধনী জাবেদা
[খ] সমন্বয় জাবেদা
[গ] সমাপনী জাবেদা
✅ প্রারম্ভিক জাবেদা
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
২৭০. প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়- (অনুধাবন)
i. সংশোধনী দাখিলা
ii. সমন্বয় দাখিলা
iii. প্রারম্ভিক দাখিলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৭১. প্রকৃত জাবেদায় লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে- (অনুধাবন)
i. ভুল সংশোধনের জন্য সংশোধনী দাখিলা প্রদান করা
ii. অলিখিত ও অসমন্বিত দফা সমন্বয়ে সমাপনী দাখিলা প্রদান করা হয়
iii. সম্পদ, দায় ও স্বত্বাধিকারের জের স্থানান্তরে প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৭২. ক্যাশবাক্স থেকে দুটি ৫০০ টাকার নোট চুরি গেল। লেনদেনটির সঠিক হিসাবখাত হলো- (অনুধাবন)
i. বিবিধ ক্ষতি হিসাব ডেবিট
ii. নগদান হিসাব ক্রেডিট
iii. চুরি হিসাব ডেবিট
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৭৩. জনাব শিহাব তার ব্যবসায়ে ব্যক্তিগত অর্থ দ্বারা ১,০০০ টাকা মূল্যের একটি স্ট্যাপলার সরবরাহ করেন। লেনদেনটির লিপিবদ্ধকরণ- (প্রয়োগ)
i. অফিস সরঞ্জাম হিসাব ডেবিট
ii. অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট
iii. মূলধন হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
বাট্টা ও বাট্টার প্রকারভেদ
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
২৭৪. নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় কখন সম্ভব হবে? (জ্ঞান)
✅ বাট্টার মাধ্যমে
[খ] ধারে ক্রয়ের মাধ্যমে
[গ] নগদে ক্রয়ের মাধ্যমে
[ঘ] বিলে ক্রয়ের মাধ্যমে
২৭৫. বাট্টা কত প্রকার? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার
২৭৬. কারবারি বাট্টা কত প্রকার? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার
২৭৭. নগদ বাট্টা কত প্রকার? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার
২৭৮. বাট্টা দিলে কোনো বস্তুর নির্ধারিত মূল্য কী হয়? (অনুধাবন)
[ক] বৃদ্ধি পায়
✅ হ্রাস পায়
[গ] বৃদ্ধি বা হ্রাস পায়
[ঘ] অপরিবর্তিত থাকে
২৭৯. বিক্রীত পণ্যের মূল্য কে নির্ধারণ করেন? (জ্ঞান)
[ক] ক্রেতা
✅ বিক্রেতা
[গ] বিক্রয়কর্মী
[ঘ] পাওনাদার
২৮০. যে কোনো পণ্যের বিক্রয়মূল্য কে নির্ধারণ করে? (জ্ঞান)
[ক] ক্রেতা
[খ] ক্রেতার প্রতিষ্ঠান
✅ বিক্রেতা
[ঘ] ক্রেতা/বিক্রেতার প্রতিষ্ঠান
২৮১. বিক্রয় বৃদ্ধির জন্য পূর্ব নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করা হলে তা কী হিসেবে গণ্য করা হয়? (জ্ঞান)
[ক] প্রদত্ত বাট্টা
[খ] প্রাপ্ত বাট্টা
✅ কারবারি বাট্টা
[ঘ] নগদ বাট্টা
২৮২. ক্রেতার নিকট যা ক্রয় বাট্টা বিক্রেতার নিকট তা কী? (জ্ঞান)
[ক] ক্রয় বাট্টা
✅ বিক্রয় বাট্টা
[গ] কারবারি বাট্টা
[ঘ] নগদ বাট্টা
২৮৩. ১০% কারবারি বাট্টা বাদে ক্রয়ের পরিমাণ ৯০০ টাকা। এক্ষেত্রে বাট্টার পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৯০ টাকা
[খ] ৯৯ টাকা
✅ ১০০ টাকা
[ঘ] ১১০ টাকা
২৮৪. কোন ধরনের বাট্টাকে হিসাবের কোনো বইয়েই লিপিবদ্ধ করা হয় না? (জ্ঞান)
[ক] প্রদত্ত বাট্টা
[খ] প্রাপ্ত বাট্টা
✅ কারবারি বাট্টা
[ঘ] নগদ বাট্টা
২৮৫. ক্রেতা বা বিক্রেতা কাউকেই কারবারি বাট্টার হিসাব রাখতে হয় না কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] কারবারি বাট্টার হিসাব রাখা বেশ জটিল প্রক্রিয়া
[খ] কারবারি বাট্টার পরিমাণ কম হওয়ায় লিপিবদ্ধ করা নি®প্রয়োজন
[গ] কারবারি বাট্টা ক্রয় ও বিক্রয় মূল্যের সাথে একত্রে লিপিবদ্ধ থাকে
✅ তালিকামূল্য থেকে কারবারি বাট্টা বাদ দিয়ে প্রাপ্য বা প্রদেয় অর্থ নির্ধারণ হয়
২৮৬. কোন বাট্টা বিক্রয় বৃদ্ধির জন্য দেওয়া হয়? (জ্ঞান)
[ক] নগদ বাট্টা
✅ কারবারি বাট্টা
[গ] প্রদত্ত বাট্টা
[ঘ] প্রাপ্ত বাট্টা
২৮৭. দেনাপাওনা দ্রুত নিষ্পত্তির জন্য কোন বাট্টা দেওয়া হয়? (জ্ঞান)
[ক] কারবারি বাট্টা
✅ নগদ বাট্টা
[গ] ক্রয় বাট্টা
[ঘ] বিক্রয় বাট্টা
২৮৮. কোন বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয়? (জ্ঞান)
[ক] কারবারি বাট্টা
[খ] ক্রয় বাট্টা
[গ] বিক্রয় বাট্টা
✅ নগদ বাট্টা
২৮৯. ক্রেতা এবং বিক্রেতা উভয়েই কোন বাট্টা হিসাব বইতে লিপিবদ্ধ করে? (জ্ঞান)
[ক] কারবারি বাট্টা
✅ নগদ বাট্টা
[গ] ক্রয় বাট্টা
[ঘ] বিক্রয় বাট্টা
২৯০. বিক্রেতাকে কোন বাট্টার হিসাব রাখতে হয়? (জ্ঞান)
[ক] ক্রয় বাট্টা
[খ] বিক্রয় বাট্টা
[গ] কারবারি বাট্টা
✅ প্রদত্ত বাট্টা
২৯১. দেনাদারের সাথে সম্পর্ক রয়েছে কোন বাট্টার? (অনুধাবন)
[ক] ক্রয় বাট্টা
[খ] বিক্রয় বাট্টা
✅ প্রদত্ত বাট্টা
[ঘ] প্রাপ্ত বাট্টা
২৯২. ক্রেতা তার হিসাব বইতে কোন বাট্টা লিপিবদ্ধ করে? (জ্ঞান)
[ক] কারবারি বাট্টা
[খ] ক্রয় বাট্টা
[গ] প্রদত্ত বাট্টা
✅ প্রাপ্ত বাট্টা
২৯৩. বাট্টা প্রাপ্তির সাথে সম্পর্ক যুক্ত নিচের কোনটি? (অনুধাবন)
[ক] দেনাদারের
✅ পাওনাদারের
[গ] মূলধনের
[ঘ] উত্তোলনের
২৯৪. পাওনাদারকে তার পাওনা পরিশোধ করার সময় বাট্টা পাওয়া গেল। এক্ষেত্রে কোন হিসাব ডেবিট হবে? (প্রয়োগ)
[ক] নগদান হিসাব
✅ পাওনাদার হিসাব
[গ] প্রদত্ত বাট্টা হিসাব
[ঘ] প্রাপ্ত বাট্টা হিসাব
২৯৫. বিমল ঘোষ একজন চাল ব্যবসায়ী তিনি তার পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য কী করবেন? (প্রয়োগ)
[ক] কারবারি বাট্টা প্রদান করবেন
✅ নগদ বাট্টা প্রদান করবেন
[গ] প্রাপ্ত বাট্টা আদায় করবেন
[ঘ] ক্রেডিট নোট প্রেরণ করবেন
২৯৬. নগদ বাট্টার তুলনায় কারবারি বাট্টার আওতা খুবই সীমিত হওয়ার কারণ কী হতে পারে? (উচ্চতর দক্ষতা)
✅ কারবারি বাট্টা কেবল ক্রয়-বিক্রয়ে উদ্ভব হয়
[খ] কারবারি বাট্টা কেবল বাকীতে ক্রয়-বিক্রয়ে উদ্ভব হয়
[গ] কারবারি বাট্টা কেবল নগদে ক্রয়-বিক্রয়ে উদ্ভব হয়
[ঘ] কারবারি বাট্টা যে কোনো দেনা-পাওনার ক্ষেত্রে উদ্ভব হয়
২৯৭. জনাব আকবর হোসেন রিফাত ইলেকট্রনিক্স স্টোর থেকে ২০,০০০ টাকার ইলেকট্রনিক্স দ্রব্যাদি ক্রয় করে ৫% কারবারি বাট্টা এবং ২% নগদ বাট্টা পেলেন। তিনি তার হিসাব বইতে কোনটি লিপিবদ্ধ করবেন? (প্রয়োগ)
[ক] নগদ ও কারবারি উভয় বাট্টা
✅ কেবলমাত্র নগদ বাট্টা
[গ] কেবলমাত্র কারবারি বাট্টা
[ঘ] প্রদত্ত বাট্টা
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
২৯৮. ইকবাল সাহেব তার দোকানের সকল পণ্যের ক্ষেত্রে ৫% কারবারি বাট্টা ঘোষণা করলেন। এই বাট্টা- (প্রয়োগ)
i. তার প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি করবে
ii. তালিকা মূল্য থেকে বাদ দিয়ে নিট মূল্য নির্ধারণ করতে হবে
iii. বিক্রয় বাট্টা নামে একটি নতুন হিসাব খাত সৃষ্টি করবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৯৯. বাট্টার কারণে বৃদ্ধি পায়- (অনুধাবন)
i. ক্রয় ও বিক্রয়
ii. দেনাপাওনার দ্রুত নিষ্পত্তি
iii. দেনাদার ও পাওনাদার
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[গ] i ও iii
[খ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০০. নগদ বাট্টার উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. দ্রুত দেনা পরিশোধে উৎসাহ প্রদান করা
ii. বিক্রয় বৃদ্ধি করা
iii. নগদ প্রবাহ বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[খ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০১. নগদ বাট্টা ও কারবারি বাট্টার ক্ষেত্রে সঠিক উক্তি হলো- (অনুধাবন)
i. নগদ বাট্টার সুযোগ পায় যে দেনাদার সময়মত অর্থ প্রদান করে
ii. যেকোনো ক্রেতা কারবারি বাট্টার সুযোগ পায়
iii. পণ্য ক্রয়ের সময় পাইকার বা খুচরা ব্যবসায়িরাও কারবারি বাট্টার সুযোগ পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[গ] i ও iii
[খ] ii ও iii
✅ i, ii ও iii
সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জাবেদা
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
৩০২. জনাব মামুন ধারে ১০,০০০ টাকার মেরামত সেবা প্রদান করলেন। এই লেনদেনের জাবেদা হবে কোনটি? (প্রয়োগ)
✅ প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট
[খ] সেবা হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট
[গ] প্রাপ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[ঘ] সেবা হিসাব ডেবিট, প্রাপ্ত হিসাব ক্রেডিট
৩০৩. থিয়েটার নাটক প্রদর্শনের টিকেট বিক্রয় ৪০,০০০ টাকা। সঠিক জাবেদা হবে কোনটি? (প্রয়োগ)
[ক] নগদান হিসাব ডেবিট, সম্মানী হিসাব ক্রেডিট
[খ] নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট
✅ নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট
[ঘ] সেবা আয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট
৩০৪. এক বছরের অগ্রিম বিমা প্রিমিয়ার প্রদান করা হলো ১,২০০ টাকা। এর জাবেদা হবে কোনটি? (প্রয়োগ)
✅ অগ্রিম বিমা প্রিমিয়াম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[খ] নগদান হিসাব ডেবিট, অগ্রিম বিমা প্রিমিয়াম হিসাব ক্রেডিট
[গ] ব্যাংক হিসাব ডেবিট, বিমা প্রিমিয়াম হিসাব ক্রেডিট
[ঘ] বিমা প্রিমিয়াম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
৩০৫. ইলেকট্রিক বিলের কাগজ পাওয়া গেল ৪,০০০ টাকা কিন্তু তা দেয়া হলো না এর জাবেদা হবে কোনটি? (প্রয়োগ)
[ক] বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[খ] বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট
[গ] বিবিধ খরচ হিসাব ডেবিট, বকেয়া হিসাব ক্রেডিট
✅ বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট, বকেয়া বিদ্যুৎ খরচ হিসাব ক্রেডিট
৩০৬. অগ্রিম অফিস ভাড়ার মেয়াদ এক মাস উত্তীর্ণ হলে জাবেদা হবে কোনটি? (প্রয়োগ)
✅ অফিস ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম অফিস ভাড়া হিসাব ক্রেডিট
[খ] অফিস ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[গ] বকেয়া অফিস ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[ঘ] বকেয়া ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট
৩০৭. পার্থ সাহা একজন আইন ব্যবসায়ী। তিনি বেশকিছু আইন সংক্রান্ত বই ক্রয় করলেন। এক্ষেত্রে ডেবিট হবে কোন হিসাবটি? (প্রয়োগ)
✅ লাইব্রেরি হিসাব
[খ] বিনিয়োগ হিসাব
[গ] ক্রয় হিসাব
[ঘ] ব্যাংক হিসাব
৩০৮. উপযোগ বিল পরিশোধ করলে জাবেদা হবে কোনটি? (অনুধাবন)
✅ উপযোগ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[খ] বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[গ] ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[ঘ] ব্যাংক হিসাব ডেবিট, উপযোগ বিল হিসাব ক্রেডিট
৩০৯. মক্কেলের নিকট হতে বকেয়া অর্থ পাওয়া গেলে ক্রেডিট হবে কোনটি? (প্রয়োগ)
✅ প্রাপ্য হিসাব
[খ] মক্কেল হিসাব
[গ] পাওনাদার হিসাব
[ঘ] বকেয়া হিসাব
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১০ ও ৩১১ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব হালিম একজন আইনজীবি। তিনি ১,০০,০০০ টাকার আইন বই এবং ৭০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ২০১৮ সালের ১লা জানুয়ারিতে আইন ব্যবসায় শুরু করেন। ১০ জানুয়ারিতে একজন আসামিকে ১০,০০০ টাকার বিনিময়ে জামিনে জেল থেকে বের করেন। ২৩ জানুয়ারিতে বাকিতে একজন মক্কেলকে সেবা প্রদান করেন ১৫,০০০ টাকা।
৩১০. জনাব আলমের মূলধনের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৭০,০০০ টাকা
[খ] ১,০০,০০০ টাকা
✅ ১,৭০,০০০ টাকা
[ঘ] ১,৯৫,০০০ টাকা
৩১১. ২৩ জানুয়ারি লেনদেনের জন্য সঠিক জাবেদা দাখিলা কোনটি? (প্রয়োগ)
[ক] দেনাদার হিসাব ডেবিট
✅ প্রাপ্য হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট সেবা হিসাব ক্রেডিট
[গ] নগদান হিসাব ডেবিট
[ঘ] সেবা আয় হিসাব ডেবিট
সেবা আয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ক্রেডিট
৩১২. কোনটি হিসাবের প্রাথমিক বই?
✅ জাবেদা
[খ] খতিয়ান
[গ] নগদান
[ঘ] রেওয়ামিল
৩১৩. ‘জার’ শব্দের অর্থ কী?
[ক] তাক
✅ দিবস
[গ] সংরক্ষণ
[ঘ] স্থাপন
৩১৪. হিসাবের সাহায্যেকারী বই কোনটি?
✅ জাবেদা
[খ] খতিয়ান
[গ] নগদান
[ঘ] রেওয়ামিল
৩১৫. কোন বইয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা যায়?
[ক] নগদান বই
[খ] খতিয়ান বই
✅ জাবেদা বই
[ঘ] লাভ-লোকসান হিসাব
৩১৬. লেনদেন সম্পর্কিত সকল তথ্য পাওয়া যায় কোন বইতে?
✅ জাবেদায়
[খ] খতিয়ানে
[গ] রেওয়ামিলে
[ঘ] নগদানে
৩১৭. প্রকৃত জাবেদাকে কয়টি অংশে ভাগ করা হয়?
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ
৩১৮. নিচের কোনগুলো বিশেষ জাবেদা?
[ক] ক্রয় জাবেদা, সমন্বয় জাবেদা
[খ] সমাপনী জাবেদা, নগদ প্রদান জাবেদা
✅ নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা
[ঘ] সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা
৩১৯. কিসের উপর ভিত্তি করে ক্রয় বই লেখা হয়?
[ক] নগদান বইয়ের
[খ] বিল ও ক্যাশমেমোর
✅ চালানের
[ঘ] ক্রেডিট নোটের
৩২০. ণ এর নিকট থেকে কর্জ করা হলে সঠিক জাবেদা কোনটি?
[ক] নগদান হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট
✅ নগদান হিসাব ডেবিট, ণ এর হিসাব ক্রেডিট
[গ] নগদান হিসাব ডেবিট, ণ এ কর্জ হিসাব ক্রেডিট
[ঘ] নগদান হিসাব ডেবিট, কর্জের সুদ হিসাব ক্রেডিট
৩২১. ব্যাংক হতে ৫,০০০ টাকা উত্তোলন করা হয়েছে। এখানে উত্তোলন কার পক্ষে বোঝানো হয়েছে?
[ক] মালিকের
[খ] ব্যাংকের
✅ প্রতিষ্ঠানের
[ঘ] দেনাদারের
৩২২. নিচের কোন লেনদেনটি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করতে হয়?
[ক] নগদে ক্রয়
[খ] সকল ধারে ক্রয়
✅ ধারে পণ্য ক্রয়
[ঘ] সকল ক্রয়
৩২৩. কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় দেখাতে হয়?
[ক] নগদে পণ্য ক্রয়
✅ নগদে পণ্য বিক্রয়
[গ] করিমের নিকট বিক্রয়
[ঘ] ধারে পণ্য বিক্রয়
৩২৪. নিচের কোন খরচটি ক্রয় মূল্যের সাথে যোগ করা হয়?
[ক] বিক্রয় পরিবহন
[খ] নগদ বাট্টা
[গ] কারবারি বাট্টা
✅ প্যাকিং খরচ
৩২৫. ধারে পণ্য বিক্রয় করলে কী সৃষ্টি হয়?
[ক] পাওনাদার
✅ দেনাদার
[গ] আমানতদার
[ঘ] বিক্রেতা
৩২৬. নির্মাণাধীন দালানের বিদ্যুৎ সংস্থাপন বাবদ খরচ ১০,০০০ টাকা এ লেনদেনটির জন্য জাবেদায় ডেবিট হবে কোনটি?
✅ দালান কোঠা হিসাব
[খ] বিদ্যুৎ সংস্থাপন হিসাব
[গ] বিদ্যুৎ বিল হিসাব
[ঘ] সাধারণ খরচ হিসাব
৩২৭. বিনামূল্যে পণ্য বিতরণ ২০০০ টাকা। জাবেদা দাখিলা কী হবে?
[ক] বিতরণ হিসাব ডেবিট, পণ্য হিসাব ক্রেডিট
[খ] বিজ্ঞাপন হিসাব ডেবিট, পণ্য হিসাব ক্রেডিট
✅ বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
[ঘ] বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিতরণ হিসাব ক্রেডিট
৩২৮. জীবন বিমা প্রিমিয়াম প্রদান এর সঠিক জাবেদা কোনটি?
✅ উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[খ] উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট
[গ] বিমা প্রিমিয়াম হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট
[ঘ] জীবন বিমা প্রিমিয়াম হিসাব ডেবিট, লাভ লোকসান হিসাব ক্রেডিট
৩২৯. ধারে আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা জাবেদায় ক্রেডিট হয় কোনটি?
[ক] দেনাদার হিসাব
[খ] আসবাবপত্র হিসাব
[গ] নগদান হিসাব
✅ সরবরাহকারী হিসাব
৩৩০. প্রাপ্য ভাড়া ৫০০ টাকা। এর সঠিক জাবেদা কোনটি?
[ক] ভাড়া হিসাব ডেবিট, প্রাপ্য ভাড়া হিসাব ক্রেডিট
✅ প্রাপ্য ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট
[গ] প্রাপ্য ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[ঘ] নগদান হিসাব ডেবিট, প্রাপ্য ভাড়া হিসাব ক্রেডিট
৩৩১. জার্নাল শব্দের ‘জার’ শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে?
[ক] ইতালি
✅ ফরাসি
[গ] গ্রিক
[ঘ] ফারসি
৩৩২. প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয়-
i. প্রারম্ভিক জাবেদা
ii. সংশোধনী জাবেদা
iii. ক্রয় জাবেদা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৩৩. প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়-
i. প্রারম্ভিক দাখিলা
ii. ধারে যন্ত্রপাতি ক্রয়
iii. বিল বাট্টাকরণ দাখিলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৩৪. ক্রয় জাবেদা থেকে জানা যায়-
i. মোট ক্রয়ের পরিমাণ
ii. মোট ধারে ক্রয়ের পরিমাণ
iii. মোট পাওনাদারের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৩৫. ২/১০ নিট ৩০ দ্বারা বোঝায়-
i. ১০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ২% ছাড়
ii. ২ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ১০% ছাড়
iii. ৩০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৩৬. নগদ বাট্টা লাভজনক-
i. পাওনাদারের জন্য
ii. মালিকের জন্য
iii. দেনাদারের জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৩৭. চেক প্রাপ্তি ৫০০ টাকা। জাবেদা-
i. ব্যাংক হিসাব ডেবিট
ii. চেক হিসাব ক্রেডিট
iii. দেনাদার হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩৮ ও ৩৩৯ নং প্রশ্নের উত্তর দাও:
রাজশাহীর মন্নু সন্স এর নিকট থেকে প্রতি কেজি ৮৫০ টাকা দরে ৫০ কুইন্টাল গম ক্রয় করেন। এতে গাড়ি ভাড়া বাবদ ব্যয় হয় ৫০০ টাকা। এক্ষেত্রে কারবারি বাট্টা ৫%।
৩৩৮. উক্ত তথ্যের ভিত্তিতে গমের ক্রয়মূল্য কত?
[ক] ৪২,৫০০ টাকা
[খ] ৪৩,০০০ টাকা
[গ] ৪০,৯০০ টাকা
✅ ৪০,৮৭৫ টাকা
৩৩৯. উক্ত তথ্যের ভিত্তিতে কারবারি বাট্টা কত?
✅ ২,১২৫ টাকা
[খ] ২,১৫০ টাকা
[গ] ২,০০০ টাকা
[ঘ] ২,১০০ টাকা
নিচের ছকটির ভিত্তিতে ৩৪০ ও ৩৪১ নং প্রশ্নের উত্তর দাও:
৩৪০. শূন্যস্থানে ( ? ) কত % বসবে?
✅ ১৭%
[খ] ২৭%
[গ] ৩৭%
[ঘ] ৬৭%
৩৪১. শূন্যস্থানের লেনদেনটির জন্য কোন হিসাবকে ডেবিট করতে হবে?
[ক] ব্যাংক হিসাব
[খ] বিবিধ পাওনাদার হিসাব
✅ বিবিধ দেনাদার হিসাব
[ঘ] নগদান হিসাব
0 Comments:
Post a Comment