SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৫ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
হিসাববিজ্ঞান
পঞ্চম অধ্যায়
হিসাব

Class 9-10 Accounting MCQ Question and Answer. SSC Accounting MCQ Question and Answer for SSC Exam Preparation. SSC Hisab Biggan mcq Proshno Uttor. Hisab Biggan MCQ Question and Answer.
Accounting
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

📚 পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি ✍️
● হিসাবের ধারণা
ছোট, বড় সকল ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনসমূহ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা প্রয়োজন। লেনদেনের ফলে বিভিন্ন হিসাব খাতের যেমন সম্পদ, দায়, আয়, ব্যয় ও স্বত্বাধিকারের ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে যা পর্যায়ক্রমে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে প্রতিটি খাতের নিট পরিমাণ জানা সম্ভব হয়।

● হিসাবের ছক
‘T’ ছক: হিসাববিজ্ঞানের বহুল প্রচলিত ছকের মধ্যে ‘T’ ছক অন্যতম ও প্রাচীন পদ্ধতি। ‘T’ ছক অনুযায়ী হিসাবের পাতাকে দুটি সমান ভাগে ভাগ করা হয়। যার বামদিককে বলা হয় ডেবিট দিক এবং ডানদিককে বলা হয় ক্রেডিট দিক। বামদিকে চারটি ও ডানদিকে চারটি মোট আটটি কলাম থাকে। অর্থাৎ প্রত্যেক পাশে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা নামক চারটি করে মোট আটটি কলাম থাকে। ‘T’ ছকে হিসাব শিরোনামের নিচে হিসাবের কোড নম্বর লিখতে হয়।

চলমান জের ছক: বর্তমানে T ছকের একটি বিকল্প ছক ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে একে বলা হয় চলমান জের ছক বা আধুনিক ছক। এ ছকে মোট সাতটি ঘর থাকে তার মধ্যে চারটি টাকার ঘর থাকে এ জন্য একে চারঘরা খতিয়ান ছকও বলা হয়। চারটি টাকার ঘর বাদে আরও তিনটি ঘর হলো তারিখ, বিবরণ ও জাবেদা পৃষ্ঠার ঘর। হিসাব শিরোনামের বামপাশে হিসাবের কোড নম্বর লিখতে হয়।

● হিসাবের শ্রেণিবিভাগ
হিসাব সমীকরণ হলো A = L + E অর্থাৎ সম্পদ = দায় + মালিকানা স্বত্ব। বর্ধিত আকারে হিসাব সমীকরণ হলো A = L + (C + R - E - D) অর্থাৎ সম্পদ = দায় + (মূলধন + রেভিনিউ - ব্যয় - উত্তোলন)। সুতরাং হিসাব পাঁচ প্রকার। যথা: সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, রেভিনিউ ও ব্যয়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. হিসাবের ‘T' ছকে মোট কলাম সংখ্যা-
[ক] ৬ টি
[খ] ৭টি
✅ ৮টি
[ঘ] ১০টি

২. হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হলো-
i. সম্পদ = দায় + মালিকানা স্বত্ব
ii. সম্পদ-মালিকানা স্বত্ব = দায়
iii. সম্পদ + মালিকানা স্বত্ব = দায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩. কোন হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্যকে বলা হয়-
[ক] লাভ
[খ] ক্ষতি
[গ] দায়
✅ উদ্বৃত্ত

৪. ‘দেনাদার’- কোন শ্রেণির হিসাব?
✅ সম্পদ
[খ] দায়
[গ] মালিকানা স্বত্ব
[ঘ] রেভিনিউ

৫. একই শ্রেণিভুক্ত হিসাব কোনটি?
i. বেতন হিসাব
ii. বিক্রয় হিসাব
iii. বিজ্ঞাপন হিসাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. কখন সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয়-
i. সম্পদ বৃদ্ধি পেলে
ii. মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে
iii. খরচ হ্রাস পেলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭. প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নীট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়?
✅ হিসাব
[খ] জাবেদা
[গ] খতিয়ান
[ঘ] রেওয়ামিল

৮. প্রতিষ্ঠানের অলস অর্থ দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করা হলে তা হয়-
✅ সম্পদ
[খ] দায়
[গ] মালিকানা স্বত্ব
[ঘ] রেভিনিউ

৯. চলমান জের ছক অনুসরণ করে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়-
[ক] প্রতি সপ্তাহ শেষে
[খ] প্রতি মাস শেষে
✅ প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর
[ঘ] প্রতি দিনের শেষে

১০. হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব-
[ক] ৩ প্রকার
[খ] ৪ প্রকার
✅ ৫ প্রকার
[ঘ] ৬ প্রকার

১১. মালিকানা স্বত্বের পরিমাণ বৃদ্ধি পাবে-
[ক] ব্যাংক হতে মালিকের জন্য ২,০০০ টাকা উত্তোলন
[খ] ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয়
✅ বাকিতে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা
[ঘ] নগদে পণ্য ক্রয় ২,০০০ টাকা

নিচের তথ্যের ভিত্তিতে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও
জনাব নরেশ এর হিসাব বই হতে ২০১৪ সালের মে ৩১ তারিখে কতিপয় হিসাবের উদ্বৃত্ত ছিল-
আসবাবপত্র ২০,০০০ টাকা, নগদান হিসাব ৩০,০০০ টাকা, ক্রয় হিসাব ১০,০০০ টাকা, বিক্রয় হিসাব ২৫,০০০ টাকা, মূলধন হিসাব ৪০,০০০ টাকা, উত্তোলন হিসাব ৫,০০০ টাকা।

১২. হিসাবের মোট ডেবিট বা মোট সম্পদের টাকার পরিমাণ কত?
[ক] ৫০,০০০
[খ] ৬০,০০০
[গ] ৬৫,০০০
[ঘ] ৭৫,০০০
[বি: দ্র: মোট ডেবিট ৬৫,০০০ টাকা এবং মোট সম্পদ ৫০,০০০ টাকা]

১৩. মালিকানা স্বত্বের নীট পরিমাণ কত হবে?
[ক] ৩৫,০০০
✅ ৫০,০০০
[গ] ৬৫,০০০
[ঘ] ৭০,০০০

নিচের তথ্যের ভিত্তিতে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও
জনাব জাহিদ ২০১৪ সালের ১ জানুয়ারি নগদ ২,০০,০০০ টাকা ও ২০,০০০ টাকার প্রাইজবন্ড নিয়ে ব্যবসায় শুরু করেন। জানুয়ারি ১০ তারিখে জনাব সাজিদের নিকট হতে ২৫,০০০ টাকার পণ্য ক্রয় করেন। ৩১ জানুয়ারি কর্মচারীদের ৫,০০০ টাকা বেতন পরিশোধ করা হয়।

১৪. জনাব জাহিদ এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?
[ক] ২,৪৫,০০০ টাকা
✅ ২,২০,০০০ টাকা
[গ] ২,০০,০০০ টাকা
[ঘ] ১,৮০,০০০ টাকা

১৫. কর্মচারীদের বেতন ৫,০০০ টাকা প্রদান করলে হিসাব সমীকরণের-
i. A উপাদান হ্রাস পাবে
ii. L উপাদানের বৃদ্ধি পাবে
iii. E উপাদানের হ্রাস ঘটবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. অফিসের জন্য ঘড়ি ক্রয় করলে কোন হিসাবটি ডেবিট হবে?
[ক] অফিস সরঞ্জাম
✅ অফিস সাপ্লাইজ
[গ] মনিহারি
[ঘ] ক্রয়

১৭. কোনটি অনুপার্জিত আয়?
[ক] কমিশন
[খ] প্রাপ্য কমিশন
[গ] প্রাপ্ত কমিশন
✅ অগ্রিম প্রাপ্ত কমিশন

১৮. আধুনিক পদ্ধতিতে ডেবিট হবে-
[ক] মূলধন বৃদ্ধি পেলে
[খ] আয় বৃদ্ধি পেলে
[গ] ব্যয় হ্রাস পেলে
✅ দায় হ্রাস পেলে

১৯. উত্তোলন কোন শ্রেণির হিসাব?
✅ মালিকানা স্বত্ব
[খ] ব্যয়
[গ] আয়
[ঘ] দায়

২০. বিনিয়োগ কোন জাতীয় হিসাব?
[ক] আয়
[খ] ব্যয়
✅ সম্পদ
[ঘ] দায়

২১. যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা যন্ত্রপাতি হিসাব ডেবিট না করে ভুলবশত: মেরামত হিসাবকে ডেবিট করা হয়-এটি কোন জাতীয় ভুল?
[ক] লিখার ভুল
[খ] বেদাখিলার ভুল
[গ] বাদ পড়ার ভুল
✅ নীতিগত ভুল

২২. ‘সুনাম হিসাব’ কী ধরনের হিসাব?
[ক] ব্যক্তিবাচক হিসাব
[খ] ব্যয় হিসাব
✅ সম্পদ হিসাব
[ঘ] দায় হিসাব

২৩. উত্তরা ব্যাংক হিসাব একটি-
✅ দায় হিসাব
[খ] সম্পদ হিসাব
[গ] ব্যয় হিসাব
[ঘ] আয় হিসাব

২৪. অফিসে ব্যবহারের জন্য কাগজ ও কালি ক্রয় করা হলে কোন হিসাব ডেবিট হবে?
✅ মনিহারি হিসাব
[খ] কাগজ ও অন্যান্য হিসাব
[গ] ক্রয় হিসাব
[ঘ] কালি ও অন্যান্য হিসাব

২৫. কোনটি দায় হিসাব?
✅ পাওনাদার
[খ] দেনাদার
[গ] মূলধন
[ঘ] উত্তোলন

২৬. হিসাবের চলমান জের ছকে মোট কলাম সংখ্যা হল-
[ক] ৬টি
✅ ৭টি
[গ] ৮টি
[ঘ] ৯টি

২৭. চলমান জের ছক অনুসরণ করে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়-
[ক] সপ্তাহের শেষে
[খ] মাস শেষে
✅ প্রতিটি লেনদেন লিপিবদ্ধকরণের পর
[ঘ] দিনের শেষে

২৮. অফিসে ব্যবহারের জন্য পিন, কালি-কলম, ক্লিপ ইত্যাদি ক্রয় করা হলে কোন হিসাবে লিপিবদ্ধ করা হবে?
[ক] অফিস সাপ্লাইজ হিসাব
[খ] অফিস সরঞ্জাম হিসাব
✅ মনিহারি হিসাব
[ঘ] ক্রয় হিসাব

২৯. মালিকানা স্বত্বকে প্রভাবিত করে কোনটি?
[ক] প্রদেয় বিল
[খ] বকেয়া বেতন
✅ পণ্য উত্তোলন
[ঘ] বিনিয়োগের সুদ

৩০. পণ্য আগুনে বিনষ্ট হলে কোন হিসাব ক্রেডিট হবে?
[ক] বিবিধ ক্ষতি হিসাব
[খ] আগুনে বিনষ্ট পণ্য হিসাব
[গ] সমাপনী মজুদ পণ্য হিসাব
✅ ক্রয় হিসাব

৩১. সাধারণত কোন হিসাব ডেবিট ব্যালেন্স হয়?
[ক] মালিকানা স্বত্ব
[খ] দায়
[গ] আয়
✅ ব্যয়

৩২. একই শ্রেণিভুক্ত হিসাব-
i. বিলের অর্থ আদায়
ii. বিলের মাধ্যমে ক্রয়
iii. বিলের মাধ্যমে বিক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩. হ্রাস পেলে ডেবিট হয়-
i. মালিকানা স্বত্ব
ii. দায়
iii. আয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. শেয়ার ক্রয়ের মাধ্যমে বৃদ্ধি পায়-
i. সম্পদ
ii. মালিকানা স্বত্ব
iii. ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] iii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

৩৫. সম্পত্তির অবচয়ের কারণ-
i. ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি
ii. সময় অতিক্রান্ত হওয়া
iii. দুর্ঘটনাজনিত মূল্যহ্রাস

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৩৬. একই শ্রেণিভুক্ত হিসাব-
i. বেতন
ii. ক্রয় হিসাব
iii. মনিহারি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
[খ] ii ও iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮নং প্রশ্নের উত্তর দাও:-
জনাব মকবুল হোসেনের ব্যবসায়ে ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর তারিখে- আসবাপত্রের ৫০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০ টাকা, অগ্রিম বিমা সেলামি, ১,০০০ টাকা, বকেয়া বাড়ীভাড়া ৫০০ টাকা, দেনাদারের পরিমাণ ছিল ২০,০০০ টাকা।

৩৭. জনাব মকবুলের মোট সম্পত্তির পরিমাণ কত?
[ক] ৫০,০০০ টাকা
[খ] ৭০,০০০ টাকা
✅ ৭১,০০০ টাকা
[ঘ] ৭২,৫০০ টাকা

৩৮. তাঁহার ব্যবসায়ে দায়ের পরিমাণ কত?
[ক] ১,৫০০ টাকা
[খ] ১৫,০০০ টাকা
✅ ১৫,৫০০ টাকা
[ঘ] ৩৫,০০০ টাকা

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৯ ও ৪০নং প্রশ্নের উত্তর দাও:
জনাব খসরুর ব্যবসায়ে টাকার প্রয়োজন হওয়ায় তিনি কিছু পুরাতন যন্ত্রপাতি চেকে বিক্রয় করেন এবং ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন।

৩৯. জনাব খসরুর পুরাতন যন্ত্রপাতি বিক্রয়ের ফলে কোনটি ক্রেডিট হবে?
[ক] নগদান হিসাব
[খ] বিক্রয় হিসাব
✅ যন্ত্রপাতি হিসাব
[ঘ] ব্যাংক হিসাব

৪০. উদ্দীপকের ব্যবসায়ের দায় বৃদ্ধির উৎস-
i. অভ্যন্তরীণ
ii. বাহ্যিক
iii. মালিকানা স্বত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i ও iii

হিসাবের ধারণা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৪১. ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি? (জ্ঞান)
[ক] ব্যবসায়িক চুক্তি
✅ আর্থিক লেনদেন
[গ] ব্যবসা সংক্রান্ত ঘটনা
[ঘ] অনার্থিক লেনদেন

৪২. লেনদেনের ফলে রেভিনিউ, ব্যয়, সম্পদ ও দায়ের ক্রমাগত পরিবর্তন জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] জাবেদা
[খ] নগদান
[গ] রেওয়ামিল
✅ হিসাব

৪৩. লেনদেনের দ্বারা রেভিনিউ, ব্যয়, সম্পদ বা দায় প্রভাবিত হলে তাকে কোন নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করা হয়? (অনুধাবন)
[ক] এক তরফা দাখিলা পদ্ধতি
✅ দু’তরফা দাখিলা পদ্ধতি
[গ] নগদান হিসাব পদ্ধতি
[ঘ] বিকল্প হিসাব দাখিলা পদ্ধতি

৪৪. কীভাবে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে? (অনুধাবন)
[ক] গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলে
[খ] অনার্থিক লেনদেন সংঘটিত হলে
✅ আর্থিক লেনদেন সংঘটিত হলে
[ঘ] ব্যবসায়ে যে কোনো ঘটনা ঘটলে

৪৫. হিসাব প্রস্তুত করা প্রয়োজন কেন? (অনুধাবন)
✅ প্রতিটি খাতের পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য
[খ] বিশেষ কিছু খাতের পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য
[গ] প্রতিটি হিসাব খাতের গুরুত্ব নির্ণয় করার জন্য
[ঘ] লাভজনক খাতগুলো আলাদাভাবে চিহ্নিত করার জন্য

৪৬. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা কীভাবে জানা যায়? (অনুধাবন)
[ক] জাবেদা প্রস্তুত করার মাধ্যমে
✅ হিসাব প্রস্তুত করার মাধ্যমে
[গ] রেওয়ামিল প্রস্তুত করার মাধ্যমে
[ঘ] নগদান প্রস্তুত করার মাধ্যমে

৪৭. হিসাব প্রস্তুত করার মাধ্যমে হিসাবরক্ষক ব্যবসায়ের মালিককে নিচের কোন তথ্যটি প্রদান করতে সক্ষম হয়? (প্রয়োগ)
✅ হিসাব খাতের ক্রমাগত পরিবর্তন
[খ] প্রতিটি লেনদেনের আর্থিক ফলাফল
[গ] ব্যবসায়ের ভবিষ্যৎ কর্মপন্থা
[ঘ] ব্যবসায়ের চূড়ান্ত মুনাফার পরিমাণ

৪৮. লেনদেনের দ্বারা যে হিসাব খাতসমূহ প্রভাবিত হয় সেগুলো নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করা হয় কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রতিটি খাতের সহিত সংশ্লিষ্ট হিসাব শ্রেণি নির্ণয়ের জন্য
✅ প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য
[গ] প্রতিটি খাতের ফলাফল ও অবস্থা জানার জন্য
[ঘ] প্রতিটি খাতের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য

৪৯. কোনটি নিরূপণ করা ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য? (অনুধাবন)
[ক] সামাজিক মর্যাদা
[খ] লেনদেনের কারণ
[গ] ব্যবসায়ের প্রকৃতি
✅ আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা

৫০. ব্যবসায়ের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] দক্ষ হিসাবরক্ষক নিয়োগ
[খ] সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ
[গ] সঠিক আয় বিবরণী প্রস্তুত
✅ লেনদেনের সুষ্ঠু ও সুশৃঙ্খল লিপিবদ্ধকরণ

৫১. লেনদেনের ফলে প্রতিটি হিসাব খাতে কিরূপ পরিবর্তন ঘটে? (অনুধাবন)
[ক] খাতগুলো পর্যায়ক্রমে বৃদ্ধি পায়
[খ] খাতগুলো পর্যায়ক্রমে হ্রাস পায়
✅ খাতগুলো ক্রমাগত বৃদ্ধি ও হ্রাস পায়
[ঘ] খাতগুলো কখনো কখনো পরিবর্তন হয়

৫২. ব্যবসায়ের সম্পদ বা দায় কীভাবে হ্রাস বা বৃদ্ধি পায়? (অনুধাবন)
[ক] ব্যবসায়ে নতুন বিনিয়োগ আনয়ন করলে
✅ ব্যবসায়ে আর্থিক লেনদেন সংঘটিত হলে
[গ] ব্যবসায়ে অনার্থিক লেনদেন সংঘটিত হলে
[ঘ] ব্যবসায়ে যেকোনো ঘটনা ঘটলে

৫৩. ব্যবসায়ের সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য নিচের কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] ঘটনাসমূহ সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা
[খ] আর্থিক ও অনার্থিক ঘটনা পৃথক করা
✅ লেনদেনসমূহ ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা
[ঘ] লেনদেনসমূহ বিশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা

৫৪. নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাব খাতের কী জানা প্রয়োজন? (জ্ঞান)
[ক] মোট দায়
[খ] মোট সম্পদ
[গ] মোট পরিমাণ
✅ নিট পরিমাণ

৫৫. নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি খাতের নিট পরিমাণ জানতে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো কোনটি প্রস্তুত করে? (অনুধাবন)
[ক] জাবেদা
[খ] রেওয়ামিল
[গ] নগদান
✅ হিসাব

৫৬. প্রতিষ্ঠানের প্রতিটি খাতের অবস্থা কোথায় প্রকাশিত হয়? (জ্ঞান)
✅ হিসাব ছকে
[খ] আর্থিক অবস্থার বিবরণীতে
[গ] মালিকানা স্বত্ব বিবরণীতে
[ঘ] বিশদ আয় বিবরণীতে

৫৭. হিসাব হচ্ছে এমন একটি ছক বা বিবরণী যেখানে প্রতিষ্ঠানের কোনটি প্রকাশিত হয়? (জ্ঞান)
[ক] প্রতিটি খাতের ফলাফল ও গুরুত্ব
✅ প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা
[গ] প্রতিটি লেনদেনের ফলাফল ও গুরুত্ব
[ঘ] প্রতিটি হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল

৫৮. হিসাব ছককে আর কী নামে অভিহিত করা যায়? (জ্ঞান)
[ক] হিসাব চুক্তি
✅ হিসাব বিবরণী
[গ] হিসাব ঘর
[ঘ] হিসাব নমুনা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৫৯. লেনদেনের দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠানে- (অনুধাবন)
i. কখনও আয় আবার কখনও ব্যয় হয়
ii. কখনও দায় বৃদ্ধি পায় আবার কখনও দায় হ্রাস পায়
iii. কখনও সম্পদ বৃদ্ধি পায় আবার কখনও সম্পদ হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬০. লেনদেনের দ্বারা যে রেভিনিউ, ব্যয়, দায় বা সম্পদ প্রভাবিত হয় তাকে দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ করা হয়- (অনুধাবন)
i. প্রত্যেকটি খাতের মোট পরিমাণ নির্ণয় করতে
ii. প্রত্যেকটি খাতের নিট পরিমাণ নির্ণয় করতে
iii. প্রত্যেকটি খাতের ক্রমাগত পরিবর্তন জানতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের ফলে ক্রমাগত পরিবর্তন ঘটে- (অনুধাবন)
i. সম্পদ ও দায়ের
ii. আয় ও ব্যয়ের
iii. মালিকানা স্বত্বের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬২. ব্যবসায়ে পৃথক পৃথক ছক সংরক্ষণ করা হয়- (অনুধাবন)
i. আয়ের জন্য
ii. দায়ের জন্য
iii. ব্যয়ের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৩. হিসাব হলো একটি- (অনুধাবন)
i. ছক
ii. নমুনা
iii. বিবরণী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

হিসাবের ছক

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৬৪. হিসাববিজ্ঞানে হিসাব প্রস্তুতের জন্য কয় ধরনের ছক ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার

৬৫. হিসাবে T ছকে মোট কয়টি ঘর থাকে? (জ্ঞান)
[ক] পাঁচ
[খ] ছয়
[গ] সাত
✅ আট

৬৬. ঞ ছকে প্রতিটি হিসাব খাতের জের কখন নির্ণয় করতে হয়? (জ্ঞান)
[ক] দিনের শেষে
[খ] মাসের শেষে
[গ] বছর শেষে
✅ নির্দিষ্ট সময় পর পর

৬৭. হিসাবের কোন ছক ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত? (জ্ঞান)
✅ T ছক
[খ] চলমান জের ছক
[গ] A ছক
[ঘ] আধুনিক ছক

৬৮. হিসাবের শিরোনাম হিসাব ছকের কোথায় থাকে? (জ্ঞান)
[ক] ডানে
[খ] বামে
✅ উপরে
[ঘ] নিচে

৬৯. কোন ধরনের হিসাব ছকে দুইটি জাবেদা পৃষ্ঠার ঘর থাকে? (জ্ঞান)
✅ T ছকে
[খ] চলমান জের ছকে
[গ] আধুনিক ছকে
[ঘ] A ছকে

৭০. হিসাবের চলমান জের ছকে মোট কয়টি ঘর থাকে? (জ্ঞান)
[ক] পাঁচ
[খ] ছয়
✅ সাত
[ঘ] আট

৭১. হিসাবের চলমান জের ছকে বিবরণের ঘর কয়টি? (জ্ঞান)
✅ এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার

৭২. হিসাবের চলমান জের ছকে টাকার ঘর কয়টি? (জ্ঞান)
[ক] এক
[খ] দুই
[গ] তিন
✅ চার

৭৩. হিসাবের কোন ছকে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার পর উদ্বৃত্ত নির্ণয় করতে হয়? (জ্ঞান)
[ক] T ছকে
✅ চলমান জের ছকে
[গ] A ছকে
[ঘ] সনাতন ছক

৭৪. হিসাবের চলমান জের ছকে হিসাবের কোড নম্বর কোথায় থাকে? (জ্ঞান)
[ক] ছকের উপরে বাম দিকে
✅ ছকের উপরে ডান দিকে
[গ] ছকের নিচে বাম দিকে
[ঘ] ছকের নিচে ডান দিকে

৭৫. কোন ধরনের হিসাব ছকে টাকার ঘরের সংখ্যা সবচেয়ে বেশি? (জ্ঞান)
[ক] T ছকে
✅ চলমান জের ছকে
[গ] সনাতন ছকে
[ঘ] আর্থিক ছকে

৭৬. চলমান জের ছকের সুবিধা কোনটি? (অনুধাবন)
[ক] নির্দিষ্ট সময়ের পর পর হিসাবের উদ্বৃত্ত জানা যায়
✅ প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর হিসাবের উদ্বৃত্ত জানা যায়
[গ] কম সংখ্যক কলামে দ্রুত হিসাব সংরক্ষণ করা যায়
[ঘ] হিসাব ছক ডেবিট ও ক্রেডিট অংশে বিভক্ত থাকে না

৭৭. জনাব আলম চলমান জের ছক ব্যবহার করে হিসাব প্রস্তুত করেন। তিনি হিসাবের জের কখন নির্ণয় করেন? (প্রয়োগ)
[ক] নির্দিষ্ট দিনের শেষে
[খ] নির্দিষ্ট সময় শেষে
✅ প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার পর
[ঘ] সকল লেনদেন লিপিবদ্ধ করার পর

৭৮. হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্যকে কী বলে? (জ্ঞান)
✅ উদ্বৃত্ত
[খ] দায়
[গ] ব্যয়
[ঘ] রেভিনিউ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৭৯. হিসাবের ‘T’ ছকের ক্ষেত্রে প্রযোজ্য হলো- (অনুধাবন)
i. এতে একটি শিরোনাম থাকে
ii. এটি ডেবিট ও ক্রেডিট অংশে বিভক্ত
iii. টাকার কলাম ৪টি থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. ‘T’ ছকে- (অনুধাবন)
i. ৮টি ঘর থাকে
ii. জা. পৃ. দুইবার লেখা হয়
iii. টাকার ঘর ৩টি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. হিসাবের চলমান জের ছকের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. হিসাবের কোড নম্বর উল্লেখ থাকে
ii. ছকটি ডেবিট ও ক্রেডিট দু’টি অংশে বিভক্ত
iii. ডেবিট ও ক্রেডিট টাকার কলাম পাশাপাশি অবস্থিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

হিসাবের শ্রেণিবিভাগ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৮২. কীভাবে হিসাবের শ্রেণিবিভাগ করা যায়? (অনুধাবন)
[ক] লেনদেনের ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণের মাধ্যমে
✅ হিসাব সমীকরণ বিশ্লেষণের মাধ্যমে
[গ] হিসাব ছক বিশ্লেষণের মাধ্যমে
[ঘ] হিসাব তথ্য ব্যবহারের ভিত্তিতে

৮৩. প্রতিটি লেনদেন নিচের কোনটিকে প্রভাবিত করে? (অনুধাবন)
[ক] হিসাব খাতকে
[খ] ব্যক্তিকে
[গ] প্রতিষ্ঠানকে
✅ হিসাব সমীকরণকে

৮৪. হিসাব সমীকরণে ‘A’ কী নির্দেশ করে? (জ্ঞান)
✅ সম্পদ
[খ] দায়
[গ] মালিকানা স্বত্ব
[ঘ] স্বত্বাধিকার

৮৫. ‘A’ = কী হবে? (জ্ঞান)
[ক] L - E
[খ] E - L
✅ L + E
[ঘ] E + P

৮৬. A = L + E । এখানে L দ্বারা কী বোঝায়? (জ্ঞান)
[ক] মোট সম্পদ
✅ মোট দায়
[গ] মোট স্বত্বাধিকারী
[ঘ] মোট রেভিনিউ

৮৭. কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] A = L - E
✅ E = A - L
[গ] L = A + E
[ঘ] A + L = E

৮৮. হিসাব কয় প্রকার? (জ্ঞান)
[ক] দুই
[খ] তিন
[গ] চার
✅ পাঁচ

৮৯. কোনটি দায় হিসাব? (অনুধাবন)
[ক] বিজ্ঞাপন
[খ] মজুরি
[গ] বেতন
✅ পাওনাদার

৯০. বিজ্ঞাপন কোন ধরনের হিসাব? (অনুধাবন)
[ক] রেভিনিউ
✅ ব্যয়
[গ] সম্পদ
[ঘ] দায়

৯১. উত্তোলন কোন জাতীয় হিসাব? (অনুধাবন)
[ক] রেভিনিউ
✅ মালিকানা স্বত্ব
[গ] ব্যয়
[ঘ] পাওনাদার

৯২. সরবরাহকারী কোন শ্রেণির হিসাব? (অনুধাবন)
[ক] সম্পদ
✅ দায়
[গ] মালিকানা স্বত্ব
[ঘ] রেভিনিউ

৯৩. মূলধন কোন শ্রেণির হিসাব? (অনুধাবন)
✅ মালিকানা স্বত্ব হিসাব
[খ] সম্পদ হিসাব
[গ] দায় হিসাব
[ঘ] রেভিনিউ হিসাব

৯৪. আগুনে বিনষ্ট পণ্য কোন হিসাবের অন্তর্গত? (অনুধাবন)
✅ ব্যয়
[খ] রেভিনিউ
[গ] ক্ষতি
[ঘ] সম্পদ

৯৫. ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ৫,০০০ টাকা উত্তোলন। এই লেনদেনের সহিত সংশ্লিষ্ট হিসাব দুটি কোন হিসাব শ্রেণির অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] সম্পদ ও দায়
[খ] রেভিনিউ ও মালিকানা স্বত্ব
✅ সম্পদ ও মালিকানা স্বত্ব
[ঘ] মালিকানা স্বত্ব ও ব্যয়

৯৬. জনাব ইমরান ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন এ লেনদেনে A = L + E সমীকরণের কিরূপ পরিবর্তন হবে? (প্রয়োগ)
[ক] কেবল E উপাদানের পরিবর্তন ঘটে
[খ] কেবল A উপাদানের পরিবর্তন ঘটে
✅ A ও E উপাদানের পরিবর্তন ঘটে
[ঘ] A ও L উপাদানের পরিবর্তন ঘটে

৯৭. একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা। দায় মোট সম্পত্তির ১২ অংশ। কারবারের স্বত্বাধিকারির পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৬০,০০০ টাকা
[খ] ৪৫,০০০ টাকা
[গ] ৪০,০০০ টাকা
✅ ৩০,০০০ টাকা

৯৮. ক্যাশ হতে ভিক্ষুককে ১০ টাকা দেয়া হলে হিসাব সমীকরণের কী পরিবর্তন হয়েছে? (প্রয়োগ)
[ক] A ও L
✅ A ও E
[গ] L ও E
[ঘ] অপরিবর্তিত রয়েছে

৯৯. হামিম সাহেব ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ২,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। তার লেনদেনটি নিচের কোন হিসাবকে প্রভাবিত করবে? (প্রয়োগ)
[ক] ব্যয়
[খ] রেভিনিউ
[গ] দায়
✅ মালিকানা স্বত্ব

১০০. সুমাইয়া ট্রেডার্সের সম্পদের পরিমাণ ২,০০,০০০ টাকা এবং দায়ের পরিমাণ ৪০,০০০ টাকা হলে, প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ব কত? (প্রয়োগ)
[ক] ৪০,০০০ টাকা
✅ ১,৬০,০০০ টাকা
[গ] ২,০০,০০০ টাকা
[ঘ] ২,৪০,০০০ টাকা

১০১. বছরের শুরুতে মালিকানা স্বত্ব ও মোট সম্পত্তি ছিলো যথাক্রমে ৩৩,৪০০ টাকা ও ৮০,৫০০ টাকা। ওই বছরে সম্পত্তি ৫০% বেড়ে গেল এবং দায় ৬০% কমে গেল। বছর শেষে মালিকানা স্বত্ব কত হবে? (প্রয়োগ)
[ক] ৪৫,৩৯০ টাকা
[খ] ৯২,৪৯০ টাকা
✅ ১,০১,৯১০ টাকা
[ঘ] ৩,৮৩,৬৬০ টাকা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১০২. হিসাব সমীকরণের উপাদান- (অনুধাবন)
i. সম্পত্তি
ii. দায়
iii. মালিকানা স্বত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৩. হিসাব সমীকরণ হলো- (অনুধাবন)
i. A + E = L
ii. A = L + E
iii. A = L + (C + R - E - D)

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৪. মালিকানা স্বত্বের আওতাভুক্ত- (অনুধাবন)
i. পাওনাদার
ii. মূলধন
iii. উত্তোলন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৫. হিসাব সমীকরণ অনুযায়ী মালিকের মূলধন বৃদ্ধি পায় ব্যবসায়ের- (উচ্চতর দক্ষতা)
i. সম্পত্তি বাড়লে
ii. দায় কমলে
iii. রেভিনিউ বাড়লে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৬. মালিকানা স্বত্বের পরিমাণ বৃদ্ধি পাবে- (অনুধাবন)
i. পণ্য বিক্রয় ১০,০০০ টাকা
ii. ৮,০০০ টাকার আসবাবপত্র ক্রয়
iii. মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ ৫,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৭. কমিশন পাওয়া গেল ১,০০০ টাকা। এখানে হিসাব সমীকরণে প্রভাবিত উপাদান- (অনুধাবন)
i. A
ii. E
iii. L

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৮. ‘ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন’ হিসাব সমীকরণে- (অনুধাবন)
i. A উপাদান হ্রাস পাবে
ii. L উপাদান হ্রাস পাবে
iii. E উপাদান হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৯. অতুল সেন হিসাব সমীকরণ বিশ্লেষণের মাধ্যমে তার যাবতীয় লেনদেনসমূহের সহিত সংশ্লিষ্ট হিসাবসমূহকে পাঁচ শ্রেণিতে ভাগ করেছেন। তার শ্রেণিবিভাগে- (প্রয়োগ)
i. ক্রয়, বেতন, বিজ্ঞাপন ব্যয় হিসাবের অন্তর্ভুক্ত
ii. মূলধন, উত্তোলন, বিনিয়োগ মালিকানা স্বত্ব হিসাবের অন্তর্ভুক্ত
iii. পাওনাদার, ঋণ, প্রদেয় বিল, দায় হিসাবের অন্তর্ভুক্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১০. জনাব আমিনুর ২০১৫ সালের ১ জানুয়ারি নগদ ৫,০০,০০০ টাকা এবং ব্যাংক ঋণ ২,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। হিসাব সমীকরণে এর প্রভাব- (অনুধাবন)
i. A উপাদান বৃদ্ধি পাবে ৭,০০,০০০ টাকা দ্বারা
ii. L উপাদান বৃদ্ধি ২,০০,০০০ টাকা দ্বারা
iii. E উপাদান বৃদ্ধি পাবে ৫,০০,০০০ টাকা দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১১ ও ১১২ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব হাবিব উল্লাহর দুর্গাবাড়ি রোড, ময়মনসিংহে একটি ওষুধের দোকান রয়েছে। তিনি দোকানের আসবাবপত্র ক্রয় করেন ৫,০০০ টাকা এবং ৮,০০০ টাকায় একজন কর্মচারী নিয়োগ দেন।

১১১. জনাব হাবিবের ক্রয়জনিত লেনদেনটির ফলে ব্যবসায়ে কী কী আর্থিক পরিবর্তন হয়েছে? (প্রয়োগ)
[ক] নগদ অর্থ ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে
✅ নগদ অর্থ হ্রাস ও সম্পদ বৃদ্ধি পেয়েছে
[গ] সম্পদ বৃদ্ধি পেয়েছে ও দায় হ্রাস পেয়েছে
[ঘ] মূলধন বৃদ্ধি পেয়েছে ও সম্পত্তি হ্রাস পেয়েছে

১১২. ৮,০০০ টাকায় কর্মচারী নিয়োগের ফলে তার আর্থিক অবস্থার কী পরিবর্তন হয়েছে? (প্রয়োগ)
[ক] নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে
[খ] ব্যবসায়ের মূলধন বৃদ্ধি পেয়েছে
✅ আর্থিক অবস্থায় প্রভাব পড়েনি
[ঘ] ব্যবসায় হতে নগদ ৮,০০০ টাকা কমেছে

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৩ ও ১১৪ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব কবির ২০১৫ সালের জানুয়ারির ১ তারিখে নগদ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। জানুয়ারির ৫ তারিখে তিনি জনাব শাহেদের নিকট ১২,০০০ টাকার পণ্য বিক্রয় করেন। জানুয়ারির ১৯ তারিখে নিম্নমানের কারণে শাহেদের নিকট থেকে ৫০০ টাকার পণ্য ফেরত আসে।

১১৩. জনাব কবিরের মালিকানা স্বত্বের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ১১,৫০০ টাকা
[খ] ১২,০০০ টাকা
[গ] ৫০,০০০ টাকা
✅ ৬১,৫০০ টাকা

১১৪. ১ তারিখের লেনদেনটির সহিত জড়িত হিসাব হলো- (উচ্চতর দক্ষতা)
i. সম্পদ হিসাব
ii. দায় হিসাব
iii. মালিকানা স্বত্ব হিসাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৫ ও ১১৬নং প্রশ্নের উত্তর দাও:
জনাব শাহেদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ২০১৫ সালের মে মাসে তার ব্যবসায়ের কিছু লেনদেন ছিল নিম্নরূপ:
১. আসাদের নিকট হতে ৫,০০০ টাকা পণ্য ক্রয়
২. বেতন প্রদান করা হলো ১,০০০ টাকা
৩. উপভাড়া পাওয়া গেল ৮০০ টাকা

১১৫. উপরিউক্ত লেনদেনগুলো দ্বারা মালিকানা স্বত্বে কী পরিবর্তন আসবে? (প্রয়োগ)
[ক] ৫,০০০ টাকা হ্রাস পাবে
[খ] ১,০০০ টাকা বৃদ্ধি পাবে
[গ] ৬,৮০০ টাকা বৃদ্ধি পাবে
✅ ৫,২০০ টাকা হ্রাস পাবে

১১৬. তৃতীয় লেনদেনটির সহিত জড়িত আছে- (উচ্চতর দক্ষতা)
i. আয় হিসাব
ii. ব্যয় হিসাব
iii. মালিকানা স্বত্ব হিসাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

হিসাব ও লেনদেনের সহিত সংশ্লিষ্টতা/সম্পর্ক

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১১৭. আকবর সাহেব নগদ ১০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলে নিচের কোন হিসাবে অন্তর্ভুক্ত করবেন? (প্রয়োগ)
[ক] উত্তোলন
✅ মূলধন
[গ] প্রারম্ভিক তহবিল
[ঘ] আসবাবপত্র

১১৮. মালিক প্রতিষ্ঠানকে সুবিধা প্রদান করলে কোন হিসাবে লিপিবদ্ধ করতে হয়? (জ্ঞান)
[ক] মালিকানা স্বত্ব
[খ] নগদান
✅ মূলধন
[ঘ] উত্তোলন

১১৯. ২০১৫ সালের মার্চ মাসে জনাব সাগর নগদ ৪০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকার ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলে মূলধন হিসাবে কত টাকা লিপিবদ্ধ করতে হবে? (প্রয়োগ)
[ক] ৪০,০০০ টাকা
[খ] ৫৫,০০০ টাকা
[গ] ১৫,০০০ টাকা
✅ ২৫,০০০ টাকা

১২০. ১০,০০০ টাকায় পুরাতন আসবাবপত্র বিক্রি করলে কোন হিসাবে লিপিবদ্ধ করতে হবে? (প্রয়োগ)
[ক] বিক্রয় হিসাব
[খ] পুরাতন আসবাবপত্র হিসাব
[গ] দেনাদার হিসাব
✅ নগদান হিসাব

১২১. জনাব সাগর একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। তিনি মাস শেষে হাতে নগদের পরিমাণ জানতে কোন হিসাব প্রস্তুত করবেন? (প্রয়োগ)
[ক] ক্রয়
[খ] বিক্রয়
[গ] মূলধন
✅ নগদান

SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৫

১২২. ‘জনাব সবুজ জনাব শহীদকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেছেন।’ হিসাবটি কোথায় অন্তর্ভুক্ত হবে?
 (প্রয়োগ)
[ক] নগদান হিসাবে
✅ ব্যাংক হিসাবে
[গ] প্রাপ্য বিল হিসাবে
[ঘ] প্রদেয় বিল হিসাবে

১২৩. ব্যবসায়ের ক্ষেত্রে পণ্য বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] ব্যবসায় প্রতিষ্ঠানে ক্রয়কৃত যেকোনো দ্রব্যকে
[খ] প্রতিষ্ঠানে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত দ্রব্যকে
✅ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত যেকোনো দ্রব্যকে
[ঘ] ব্যবসায়ের উদ্দেশ্যে বাকিতে ক্রয়কৃত দ্রব্যকে

১২৪. পণ্য চুরি কোন হিসাবে লিপিবদ্ধ হয়? (জ্ঞান)
[ক] উত্তোলন
✅ ক্রয়
[গ] মনিহারি
[ঘ] মজুদ পণ্য

১২৫. ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা হলে কোন হিসাবে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] ক্রয় হিসাবে
✅ ক্রয় ফেরত হিসাবে
[গ] মজুদ পণ্য হিসাবে
[ঘ] উত্তোলন হিসাবে

১২৬. জনাব রাজীব বাকিতে ১০,০০০ টাকার পণ্য ক্রয় করলে কোন হিসাবে অন্তর্ভুক্ত করবেন? (প্রয়োগ)
[ক] প্রাপ্য বিল
[খ] প্রদেয় বিল
✅ পাওনাদার
[ঘ] পণ্য সরবরাহকারী

১২৭. পাওনাদার হিসাবে নিচের কোন লেনদেনটি লিপিবদ্ধ হবে? (জ্ঞান)
[ক] নগদে পণ্য ক্রয়
✅ ধারে পণ্য ক্রয়
[গ] নগদে সম্পদ ক্রয়
[ঘ] ধারে সম্পদ ক্রয়

১২৮. নির্মল সেন বিলের মাধ্যমে ১২,০০০ টাকার পণ্য বিক্রয় করলে কোন হিসাবে লিপিবদ্ধ করবেন? (প্রয়োগ)
[ক] প্রদেয় বিল
✅ প্রাপ্য বিল
[গ] দেনাদার
[ঘ] পাওনাদার

১২৯. দেনাদারের নিকট হতে বিলে স্বীকৃতি পাওয়া গেলে কীভাবে লিপিবদ্ধ করতে হবে? (অনুধাবন)
[ক] দেনাদার হিসাবকে ডেবিট করে
[খ] দেনাদার হিসাবকে ক্রেডিট করে
✅ প্রাপ্য বিল হিসাবকে ডেবিট করে
[ঘ] প্রদেয় বিল হিসাবকে ডেবিট করে

১৩০. সতেজের নিকট পাওনা ৩,০০০ টাকা অনাদায়ী হলো এ লেনদেনে হিসাব খাত দুটি কী কী? (প্রয়োগ)
✅ দেনাদারের হিসাব ও অনাদায়ী পাওনা হিসাব
[খ] পাওনাদার হিসাব ও অনাদায়ী দেনা হিসাব
[গ] সতেজ হিসাব ও অনাদায়ী হিসাব
[ঘ] সতেজ হিসাব ও দেনাদার হিসাব

১৩১. হিসাবকালের শেষ তারিখে অবিক্রিত পণ্যের মূল্য নির্ণয় করা হয় কেন? (অনুধাবন)
[ক] বিক্রয় হিসাব বন্ধ করার জন্য
[খ] ক্রয় হিসাব বন্ধ করার জন্য
[গ] অবিক্রীত পণ্যের জেরকে ক্ষতি হিসাবে দেখানোর জন্য
✅ অবিক্রীত পণ্যের জের পরবর্তী বছরে স্থানান্তরের জন্য

১৩২. হিসাবকালের শেষে অবিক্রিত থেকে যাওয়া পণ্যকে কী বলে? (জ্ঞান)
[ক] প্রারম্ভিক মজুদ পণ্য
✅ সমাপনী মজুদ পণ্য
[গ] অবিক্রীত পণ্য
[ঘ] অব্যবহৃত পণ্য

১৩৩. বিগত বছরের সমাপনী মজুদ পণ্য পরবর্তী বছর কোন হিসাবে লিপিবদ্ধ হয়? (জ্ঞান)
[ক] সমাপনী মজুদ হিসাব
[খ] ক্রয় হিসাব
✅ প্রারম্ভিক মজুদ হিসাব
[ঘ] প্রারম্ভিক পণ্য হিসাব

১৩৪. ঋণ কোন হিসাবের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] মালিকানা স্বত্ব
[খ] ব্যয়
[গ] সম্পদ
✅ দায়

১৩৫. মনিহারি কোন জাতীয় হিসাব? (অনুধাবন)
[ক] রেভিনিউ
✅ ব্যয়
[গ] সম্পদ
[ঘ] দায়

১৩৬. একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানে জনাব মনির বছর শেষে দেখলেন ১,৫০০ টাকার মনিহারি অব্যবহৃত রয়েছে। এই অব্যবহৃত মনিহারি কোন হিসাবের আওতাভুক্ত হবে? (প্রয়োগ)
[ক] দায়
[খ] রেভিনিউ
✅ সম্পদ
[ঘ] ব্যয়

১৩৭. প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্য সম্পাদনে ব্যবহৃত কাগজ, কলম, কালি ইত্যাদি কী ধরনের পণ্য? (জ্ঞান)
[ক] ব্যবসায়িক পণ্য
✅ মনিহারি পণ্য
[গ] অলাভজনক পণ্য
[ঘ] ব্যবহারিক পণ্য

১৩৮. প্রতিষ্ঠানের জন্য ক্লীপ ক্রয় কোন হিসাবের আওতাভুক্ত? (জ্ঞান)
[ক] ক্রয় হিসাব
✅ মনিহারি হিসাব
[গ] অফিস সাপ্লাইজ হিসাব
[ঘ] দেনাদার হিসাব

১৩৯. ক্রয় পরিবহন হিসাবের আরেক নাম কী? (জ্ঞান)
[ক] বহি:পরিবহন হিসাব
✅ আন্ত:পরিবহন হিসাব
[গ] বিক্রয় পরিবহন খরচ হিসাব
[ঘ] আন্ত:ক্রয় পরিবহন হিসাব

১৪০. বিনামূল্যে পণ্য বিতরণ কোন জাতীয় হিসাব? (জ্ঞান)
✅ বিজ্ঞাপন
[খ] দায়
[গ] সম্পত্তি
[ঘ] ক্রয়

১৪১. নিচের কোন লেনদেনটি বিজ্ঞাপন হিসাবে লিপিবদ্ধ করতে হবে? (অনুধাবন)
[ক] দেনাদারকে দেয় ছাড়
[খ] মালিকের পণ্য উত্তোলন
✅ ব্যানার তৈরির ব্যয়
[ঘ] ক্রেতার পণ্য ফেরত

১৪২. প্রচারণা ও প্রচারের কাজে ব্যয়িত অর্থ কোন হিসাবে লিপিবদ্ধ হয়? (জ্ঞান)
[ক] প্রচার
[খ] ব্যয়
✅ বিজ্ঞাপন
[ঘ] সুনাম

১৪৩. জনাব মাসুদ তার ব্যবসায়ের প্রচার বাবদ প্রথম আলোকে ২০,০০০ টাকার একটি চেক প্রদান করলে কোন হিসাবে লিপিবদ্ধ করবেন? (প্রয়োগ)
[ক] সুনাম
[খ] মূলধন
[গ] প্রথম আলো
✅ বিজ্ঞাপন

১৪৪. নির্মল বাবু তার কারখানা, অফিস, শোরুম প্রভৃতি স্থানের ভাড়া পরিশোধের হিসাব লিপিবদ্ধ করার জন্য নিচের কোন হিসাবটি খোলবেন? (প্রয়োগ)
[ক] কারখানা ভাড়া
[খ] অফিস ভাড়া
✅ ভাড়া
[ঘ] ব্যয়

১৪৫. নিয়ামত সরকার দেনাদারের নিকট পাওনা টাকা দ্রুত আদায় করার জন্য নিচের কোনটি মঞ্জুর করবেন? (প্রয়োগ)
[ক] কারবারি বাট্টা
[খ] ক্রয় বাট্টা
[গ] বিক্রয় বাট্টা
✅ নগদ বাট্টা

১৪৬. নগদ বাট্টা কোন জাতীয় হিসাব? (অনুধাবন)
[ক] ব্যক্তিবাচক
[খ] সম্পত্তিবাচক
✅ রেভিনিউ-ব্যয়
[ঘ] মূলধন

১৪৭. স্থায়ী সম্পদের ব্যবহারজনিত মূল্য হ্রাসকে কী বলে? (জ্ঞান)
[ক] কু-ঋণ
✅ অবচয়
[গ] মূল্য হ্রাস
[ঘ] বাট্টা

১৪৮. প্রাপ্ত বাট্টা হিসাবে কোনটি লিপিবদ্ধ করা হয়? (অনুধাবন)
[ক] পাওনা আদায়ে দেয় ছাড়
✅ দেনা পরিশোধে পাওনা ছাড়
[গ] মূল্য তালিকার হ্রাসকৃত মূল্য
[ঘ] পূর্বমূল্য ও বর্তমান মূল্যের পার্থক্য

১৪৯. পাওনা আদায়ের ক্ষেত্রে দেনাদারকে যে ছাড় দেয়া হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] কারবারি বাট্টা
[খ] বিক্রয় বাট্টা
[গ] প্রাপ্ত বাট্টা
✅ প্রদত্ত বাট্টা

১৫০. অগ্রিম প্রাপ্ত আয়কে কী হিসাবে গণ্য করা হয়? (জ্ঞান)
[ক] অগ্রিম দায়
[খ] বকেয়া ব্যয়
[গ] মূলধন জাতীয় প্রাপ্তি
✅ অনুপার্জিত রেভিনিউ

১৫১. আসবাবপত্র, যন্ত্রপাতি, দালানকোঠা ইত্যাদি প্রতিষ্ঠানের কী? (জ্ঞান)
✅ স্থায়ী সম্পদ
[খ] অস্থায়ী সম্পদ
[গ] লাভজনক সম্পদ
[ঘ] মূল্যবান সম্পদ

১৫২. মেরামতের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করলে সম্পদের আয়ুষ্কাল কী হয়? (জ্ঞান)
✅ বৃদ্ধি পায়
[খ] হ্রাস পায়
[গ] অপরিবর্তন থাকে
[ঘ] হ্রাস বা বৃদ্ধি পায়

১৫৩. বড় অঙ্কের মেরামত খরচকে সংশ্লিষ্ট সম্পদ হিসাবে ডেবিট করা হয় কেন? (অনুধাবন)
[ক] খরচের পরিমাণ বড় হওয়ায়
[খ] খরচকে বিভিন্ন বছরে সমন্বয় করতে
✅ সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পাওয়ায়
[ঘ] সম্পদের আয়ুষ্কাল হ্রাস পাওয়ায়

১৫৪. জনাব হায়দার ২০০ টাকা দিয়ে একটি টেবিল এবং ১০,০০০ টাকা দিয়ে মোটর গাড়ি মেরামত করলে মেরামত হিসাবে কত টাকা লিপিবদ্ধ করবেন? (প্রয়োগ)
✅ ২০০ টাকা
[খ] ১০,২০০ টাকা
[গ] ২০,০০০ টাকা
[ঘ] ৯,৮০০ টাকা

১৫৫. ছোট অঙ্কের মেরামতকে কোন হিসাবে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] অবচয় হিসাব
[খ] ব্যয় হিসাব
✅ মেরামত হিসাব
[ঘ] সংশ্লিষ্ট সম্পদ হিসাব

১৫৬. অফিস সরঞ্জাম হিসাব খোলা হয় কোনটির জন্য? (জ্ঞান)
✅ প্রিন্টার ক্রয়ের জন্য
[খ] কাগজ ক্রয়ের জন্য
[গ] পেপার ওয়েট ক্রয়ের জন্য
[ঘ] মোটর গাড়ি ক্রয়ের জন্য

১৫৭. জনাব রহমান তার অফিস সাপ্লাইজ হিসাবে নিচের কোন লেনদেনটি লিপিবদ্ধ করবেন? (প্রয়োগ)
[ক] মোটর গাড়ি মেরামতে ২০০ টাকা ব্যয় হলো
✅ ১০০ টাকা দিয়ে পেপারওয়েট ক্রয় করা হলো
[গ] মেশিন সংস্থাপনে ব্যয় হলো ১,০০০ টাকা
[ঘ] হিসাবকাল শেষে ২০০ টাকার অবিক্রিত মাল রয়ে গেল

১৫৮. প্রশাসনিক কার্য সম্পাদনে ব্যবহৃত যে সকল দ্রব্যাদির মূল্য অপেক্ষাকৃত কম কিন্তু ব্যবহার উপযোগীতা দীর্ঘদিন পাওয়া যায়, সে সকল দ্রব্যাদিকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] অফিস সরঞ্জাম
[খ] মনিহারি
✅ অফিস সাপ্লাইজ
[ঘ] যন্ত্রপাতি

১৫৯. জনাব সেলিম ২৫০ টাকা মূল্যে তিনটি চেয়ার এবং ১০০ টাকা মূল্যের দুইটি পেপার ওয়েট ক্রয় করলে কীভাবে হিসাবভুক্ত করবেন? (প্রয়োগ)
[ক] আসবাবপত্র হিসাবে ৯৫০ টাকা
[খ] অফিস সরঞ্জাম হিসাবে ৯৫০ টাকা
[গ] আসবাবপত্র হিসাবে ৭৫০ টাকা, অফিস সরঞ্জাম হিসাবে ২০০ টাকা
✅ আসবাবপত্র হিসাবে ৭৫০ টাকা, অফিস সাপ্লাইজ হিসাবে ২০০ টাকা

১৬০. আমিনুল ইসলাম ধারে ১০,০০০ টাকার পণ্য এবং ২,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে থাকলে পাওনাদার হিসাবে কত টাকা লিপিবদ্ধ করবেন? (প্রয়োগ)
✅ ১০,০০০ টাকা
[খ] ১২,০০০ টাকা
[গ] ৮,০০০ টাকা
[ঘ] ২,০০০ টাকা

১৬১. অপু সরকারের মূলধন, রেভিনিউ, ব্যয় ও উত্তোলন যথাক্রমে ৫০,০০০ টাকা, ১৭,০০০ টাকা, ১২,০০০ টাকা ও ১৫,০০০ টাকা হলে মালিকানা স্বত্বের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৯৪,০০০ টাকা
[খ] ৬০,০০০ টাকা
✅ ৪০,০০০ টাকা
[ঘ] ৩৬,০০০ টাকা

১৬২. প্রতিষ্ঠানের অলস অর্থ শেয়ার বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে কীভাবে লিপিবদ্ধ করা হয়? (অনুধাবন)
[ক] ক্রয় হিসাবকে ডেবিট করে
✅ বিনিয়োগ হিসাবকে ডেবিট করে
[গ] বিনিয়োগ হিসাবকে ক্রেডিট করে
[ঘ] নগদান হিসাবকে ডেবিট করে

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৬৩. বিমল ঘোষ ব্যবসায় হতে ১,০০০ টাকার পণ্য নিজ প্রয়োজনে ব্যবহার করলে এই লেনদেনটি তিনি লিপিবদ্ধ করবেন- (প্রয়োগ)
i. উত্তোলন হিসাবে
ii. পণ্য উত্তোলন হিসাবে
iii. ক্রয় হিসাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৪. বিক্রয় হিসাবে লিপিবদ্ধ থাকে- (অনুধাবন)
i. কার্ডের মাধ্যমে বিক্রয়
ii. বিলের মাধ্যমে বিক্রয়
iii. চেকের মাধ্যমে বিক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৫. আনোয়ার হোসেন ১২,০০০ টাকার পণ্য বিক্রয় করে তার মূল্য ৫০% নগদে এবং ৫০% চেকে গ্রহণ করলেন লেনদেনটি তিনি যেসব হিসাবে লিপিবদ্ধ করবেন- (প্রয়োগ)
i. নগদান হিসাবে
ii. ব্যাংক হিসাবে
iii. বিক্রয় হিসাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৬. জনাব শুভ মিরপুরে তার ব্যবসার জন্য নতুন অফিস ভাড়া করলেন। তার হিসাব বইতে আসবাবপত্র হিসাবে লেখা হবে- (অনুধাবন)
i. টেবিল ক্রয়
ii. আলমারি ক্রয়
iii. চেয়ার ক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৭. দেনাদার হিসাবে লিপিবদ্ধ করা হয়- (অনুধাবন)
i. বাকিতে পণ্য বিক্রয় হলে
ii. অর্থ অনাদায়ী হলে
iii. বিক্রীত পণ্য ফেরত এলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১৬৮. প্রাপ্য বিলে লিপিবদ্ধ হয়- (অনুধাবন)
i. বিলের অর্থ আদায়
ii. বিল বাট্টাকরণ
iii. বিল পরিশোধ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৯. ঋণ হিসাবে যুক্ত হতে পারে- (অনুধাবন)
i. ঋণ প্রদানকারী ব্যক্তির নাম
ii. ঋণ গ্রহণকারী ব্যক্তির নাম
iii. ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের নাম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[খ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭০. শাকিল আহমেদ তার ব্যবসায়ের যাবতীয় হিসাব নিজেই দেখাশোনা করেন। তিনি তার বিনিয়োগ হিসাবে হিসাবভুক্ত করবেন- (প্রয়োগ)
i. শেয়ার ক্রয়
ii. প্রাইজবন্ড ক্রয়
iii. সঞ্চয়পত্র ক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭১. মনিহারি হিসাবের সাথে জড়িত- (অনুধাবন)
i. কাগজ ক্রয়
ii. পেন্সিল ক্রয়
iii. স্কেল ক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭২. প্রতিষ্ঠানের প্রয়োজনে বিভিন্ন ধরনের ভাড়া হিসাবভুক্ত করতে হিসাব খোলা যায়- (অনুধাবন)
i. অফিস ভাড়া হিসাব
ii. উপভাড়া হিসাব
iii. মনিহারি ভাড়া হিসাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৩. বিজ্ঞাপন হিসাবে লিপিবদ্ধ হয়- (অনুধাবন)
i. পোস্টার লাগানোর খরচ
ii. ব্যানার খরচ
iii. টিভিতে পণ্য সম্পর্কে প্রচার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৪. নিলয় বাবু দু’তরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী ‘স্বপ্ন ট্রেডার্স’-এর যাবতীয় হিসাব সংরক্ষণ করেন। তিনি তার ব্যবসায়ের লেনদেন হিসাবভুক্ত করতে অনাদায়ী পাওনা হিসাব খোলবেন যদি- (উচ্চতর দক্ষতা)
i. দেনাদারের মৃত্যুতে পাওনা আদায় অসম্ভব হয়
ii. কারবারের কোনো বিশেষ ক্ষতি মোকাবিলা করতে চান
iii. দেউলিয়াত্বের কারণে পাওনা আদায় অসম্ভব হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৫. অগ্রিম রেভিনিউ হিসাব হলো- (অনুধাবন)
i. অগ্রিম উপভাড়া
ii. অগ্রিম শিক্ষানবিস সেলামি
iii. অগ্রিম ভাড়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৬. স্থায়ী সম্পদ হলো- (অনুধাবন)
i. আসবাবপত্র
ii. সুনাম
iii. মোটরগাড়ি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৭. সৈকত রায় তার কারখানার দালানকোঠা মেরামতে ১০,০০০ টাকা এবং যন্ত্রপাতি মেরামতে ৩০০ টাকা ব্যয় করলেন। উক্ত লেনদেনটি হিসাবভুক্তকরণের ক্ষেত্রে তিনি- (প্রয়োগ)
i. যন্ত্রপাতি মেরামত যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ করবেন
ii. যন্ত্রপাতি মেরামত মেরামত হিসাবে লিপিবদ্ধ করবেন
iii. দালানকোঠা মেরামত মেরামত হিসাবে লিপিবদ্ধ করবেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৮. অফিস সরঞ্জাম হিসাবে অন্তর্ভুক্ত হবে- (অনুধাবন)
i. কম্পিউটার ও এসি ক্রয়
ii. স্ট্যাপলার ও ক্যালকুলেটর ক্রয়
iii. ফটোকপি মেশিন ও প্রিন্টার ক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৯. অফিস সাপ্লাইজ হিসাবে অন্তর্ভুক্ত হবে- (অনুধাবন)
i. ঘড়ি, ক্যালকুলেটর ক্রয়
ii. স্কেল, ফাইল কভার ক্রয়
iii. স্ট্যাপলার, পেপার ওয়েট ক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[খ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮০ ও ১৮১ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব মাহমুদ জানুয়ারি ১, ২০১৫ তারিখে নগদ ১,০০,০০০ টাকা; এবং ৩০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে জ্ঞান বিকাশে লাইব্রেরি নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের লেনদেনসমূহ নিম্নরূপ:
জানুয়ারি২ লাইব্রেরির জন্য ধারে বই ক্রয় ৫০,০০০ টাকা।
জানুয়ারি৫ বিলের মাধ্যমে বই বিক্রয় ৩০,০০০ টাকা।
জানুয়ারি১০১৫,০০০ টাকার কলম, পেনসিল, ফাইল ক্রয় যার ৫০% নগদে পরিশোধ করা হলো।
জানুয়ারি২৫ মালিকের ছেলের স্কুলের বেতন ২০০০ টাকা পরিশোধ।

১৮০. ২৫ তারিখের লেনদেনটির ফলে হিসাব সমীকরণে কিরূপ প্রভাব পড়েছে? (প্রয়োগ)
✅ সম্পদ হ্রাস ও মালিকানা স্বত্ব হ্রাস
[খ] সম্পদ হ্রাস ও দায় হ্রাস
[গ] দায় বৃদ্ধি ও মালিকানা স্বত্ব হ্রাস
[ঘ] সম্পদ হ্রাস ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

১৮১. ১০ তারিখের লেনদেনটির সাথে যে সকল হিসাব খাত জড়িত, তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. ক্রয় হিসাব
ii. নগদান হিসাব
iii. পাওনাদার হিসাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
ডেবিট ও ক্রেডিট

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৮২. কোনটি নির্ণয় করা ছাড়া হিসাব প্রস্তুত করা সম্ভব নয়? (জ্ঞান)
[ক] সম্পদ ও দায়
[খ] রেভিনিউ ও ব্যয়
[গ] লাভ ও ক্ষতি
✅ ডেবিট ও ক্রেডিট

১৮৩. হিসাববিজ্ঞানের নীতি অনুযায়ী হিসাবের বাম দিক কী? (জ্ঞান)
✅ ডেবিট
[খ] ক্রেডিট
[গ] রেভিনিউ
[ঘ] দায়

১৮৪. হিসাববিজ্ঞানে ক্রেডিট শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] বাম
✅ ডান
[গ] উপর
[ঘ] নিচ

১৮৫. কোন শব্দ দু’টি হিসাবকে নির্দেশনা প্রদান করে? (জ্ঞান)
[ক] T ও চলমান জের
[খ] বাম ও ডান
✅ ডেবিট ও ক্রেডিট
[ঘ] ঘটনা ও লেনদেন

১৮৬. প্রতিটি লেনদেন কী ধরনের পরিবর্তন আনয়ন করে? (জ্ঞান)
[ক] একমুখী
✅ বিপরীতমুখী
[গ] সমমুখী
[ঘ] ত্রিকোণমুখী

১৮৭. মোট ডেবিট কিসের সমান হয়? (জ্ঞান)
[ক] মোট রেভিনিউ
[খ] মোট দায়
[গ] মোট মালিকানা স্বত্ব
✅ মোট ক্রেডিট

১৮৮. কোনটি সঠিক? (জ্ঞান)
[ক] মোট রেভিনিউ = মোট রেভিনিউ
[খ] মোট লাভ = মোট ক্ষতি
[গ] মোট দায় = মোট আয়
✅ মোট সম্পত্তি = মোট দায়

১৮৯. মালিকানা স্বত্ব নির্ণয়ের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] মালিকানা স্বত্ব = মূলধন + ব্যয় - রেভিনিউ - উত্তোলন
[খ] মালিকানা স্বত্ব = মূলধন - রেভিনিউ - ব্যয় - উত্তোলন
✅ মালিকানা স্বত্ব = মূলধন + রেভিনিউ - ব্যয় - উত্তোলন
[ঘ] মালিকানা স্বত্ব = মূলধন - রেভিনিউ + ব্যয় + উত্তোলন

১৯০. মালিক কর্তৃক সম্পদ আনয়ন ও গ্রহণে পৃথক হিসাব রাখার সুবিধা কোনটি? (অনুধাবন)
[ক] সঠিকভাবে মালিকানা স্বত্ব নির্ণয় করা যায়
[খ] প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ করা যায়
[গ] লেনদেন বাদ পড়ার সম্ভাবনা থাকে না
✅ দু’টি হিসাব খাতের পরিমাণ সহজে জানা যায়

১৯১. মূলধন বৃদ্ধি পেলে মূলধন হিসাব কী হয়? (জ্ঞান)
[ক] স্থায়ী
[খ] অস্থায়ী
[গ] ডেবিট
✅ ক্রেডিট

১৯২. নিচের কোন ক্ষেত্রে ডেবিট হবে? (অনুধাবন)
[ক] রেভিনিউ বৃদ্ধি পেলে
[খ] ব্যয় হ্রাস পেলে
✅ ব্যয় বৃদ্ধি পেলে
[ঘ] দায় বৃদ্ধি পেলে

১৯৩. নিচের কোনটি হলে মালিকানা স্বত্ব হ্রাস পাবে? (অনুধাবন)
✅ ব্যয় বাড়লে
[খ] ব্যয় কমলে
[গ] দায় বাড়লে
[ঘ] দায় কমলে

১৯৪. সম্পদের সাথে দায়ের সম্পর্ক কিরূপ? (অনুধাবন)
[ক] পরিপূরক
[খ] সমধর্মী
✅ বিপরীত
[ঘ] সম্পূরক

১৯৫. দায় কখন ডেবিট হয়? (জ্ঞান)
[ক] বৃদ্ধি পেলে
✅ হ্রাস পেলে
[গ] সম্পদ হ্রাস পেলে
[ঘ] ঋণ গ্রহণ করলে

১৯৬. কারবারে মুনাফা বৃদ্ধি পেলে কী হয়? (জ্ঞান)
[ক] মালিকের পাওনা হ্রাস পায়
[খ] দেনাদার বৃদ্ধি পায়
✅ মালিকের পাওনা বৃদ্ধি পায়
[ঘ] দায় হ্রাস পায়

১৯৭. ব্যয় বা ক্ষতির ফলে স্বত্বাধিকারের কী ঘটবে? (জ্ঞান)
[ক] বৃদ্ধি পাবে
✅ হ্রাস পাবে
[গ] স্থির থাকবে
[ঘ] অপরিবর্তিত থাকবে

১৯৮. মালিক কর্তৃক ব্যবসায় হতে নগদ অর্থ উত্তোলন করলে কোনটি হয়? (অনুধাবন)
[ক] মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
✅ মালিকানা স্বত্ব হ্রাস পায়
[গ] ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পায়
[ঘ] ব্যবসায়ের দায় হ্রাস পায়

১৯৯. যেকোনো ধরনের রেভিনিউ অর্জিত হলে হিসাব সমীকরণে কিরূপ প্রভাব পড়ে? (অনুধাবন)
✅ মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
[খ] মালিকানা স্বত্ব হ্রাস পায়
[গ] ব্যবসায়ের সম্পদ হ্রাস পায়
[ঘ] ব্যবসায়ের দায় বৃদ্ধি পায়

২০০. লেনদেনের সংশিষ্ট হিসাব খাতকে ডেবিট করার ক্ষেত্রে নিচের কোনটি ভুল? (উচ্চতর দক্ষতা)
[ক] সম্পদ বৃদ্ধি
✅ রেভিনিউ বৃদ্ধি
[গ] মালিকানা স্বত্ব হ্রাস
[ঘ] ব্যয় বৃদ্ধি

২০১. ব্যবসায়ের পণ্য মালিক তার ব্যক্তিগত প্রয়োজন ব্যবহার করলে কোন হিসাবটি ডেবিট হবে? (প্রয়োগ)
[ক] ক্রয়
✅ উত্তোলন
[গ] নগদান
[ঘ] ব্যাংক

২০২. উত্তোলন হিসাব কী করে? (অনুধাবন)
[ক] সম্পদ হিসাব বৃদ্ধি করে
✅ স্বত্বাধিকার হ্রাস করে
[গ] স্বত্বাধিকার বৃদ্ধি করে
[ঘ] নগদ বৃদ্ধি করে

২০৩. উত্তোলনের সুদ কী? (জ্ঞান)
[ক] মালিকের রেভিনিউ
[খ] ব্যবসায়ের ব্যয়
[গ] লাভ নয় বরং ব্যবসায়ের দায়
✅ ব্যবসায়ের রেভিনিউ

২০৪. নিচের কোন লেনদেনটির দ্বারা একই সাথে সম্পদ ও দায় বৃদ্ধি পাবে? (উচ্চতর দক্ষতা)
[ক] মালিক কর্তৃক ব্যবসায়ে ১০,০০০ টাকা বিনিয়োগ
[খ] কর্মচারী রায়হানকে ৩,০০০ টাকা বেতন দেয়া হলো
[গ] ১,০০০ টাকার পণ্য ধারে বিক্রি করা হলো
✅ রমজানের নিকট হতে ঋণ গ্রহণ ৬,০০০ টাকা

২০৫. রাহাত ট্রেডার্সের মালিক ব্যবসায় হতে ৫,০০০ টাকা নিজ প্রয়োজনে খরচ করলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? (প্রয়োগ)
[ক] সম্পদ বৃদ্ধি ও সম্পদ হ্রাস
✅ সম্পদ হ্রাস ও মালিকানা স্বত্ব হ্রাস
[গ] মালিকানা স্বত্ব বৃদ্ধি ও দায় হ্রাস
[ঘ] সম্পদ হ্রাস ও দায় হ্রাস

২০৬. হায়দার সাহেব তার ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ঘড়ি, ক্যালকুলেটর, পেপারওয়েট ক্রয় করলেন। উক্ত লেনদেনের কারণে কোনটি হবে? (প্রয়োগ)
[ক] তার দায় বৃদ্ধি পাবে
[খ] তার মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
✅ তার মালিকানা স্বত্ব হ্রাস পাবে
[ঘ] তার আর্থিক পরিবর্তন ঘটবে না

২০৭. জনাব রহমান ১,০০,০০০ টাকা মূলধন স্বরূপ কারবারে আনয়ন করলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? (প্রয়োগ)
[ক] দায় বৃদ্ধি পাবে
[খ] সম্পদ হ্রাস পাবে
✅ মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
[ঘ] মালিকানা স্বত্ব হ্রাস পাবে

২০৮. নগদ অর্থ আনয়ন করে ব্যবসায় আরম্ভ করলে কীভাবে লিপিবদ্ধ করতে হবে? (অনুধাবন)
✅ নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট
[খ] মূলধন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[গ] উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট
[ঘ] উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

২০৯. পাওনাদারকে ১০,০০০ টাকা দেয়া হলো। এ ঘটনার জন্য হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? (প্রয়োগ)
[ক] A উপাদানে নগদ টাকা বৃদ্ধি পায়
[খ] A উপাদানে পাওনা হ্রাস পায়
[গ] E উপাদানে মালিকের পাওনা কমে
✅ A এবং E উপাদান হ্রাস পায়

২১০.

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] সম্পদ বৃদ্ধি ডেবিট, ব্যয় বৃদ্ধি ক্রেডিট
[খ] মালিকানা স্বত্ব হ্রাস ডেবিট, দায় হ্রাস ক্রেডিট
✅ রেভিনিউ হ্রাস ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট
[ঘ] মালিকানা স্বত্ব বৃদ্ধি ডেবিট, দায় বৃদ্ধি ক্রেডিট

২১১. ধারে আসবাবপত্র ক্রয় কীভাবে লিপিবদ্ধ করা হয়? (অনুধাবন)
[ক] ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট
✅ আসবাবপত্র হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট
[গ] আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[ঘ] আসবাবপত্র হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট

২১২. ভাড়া অগ্রিম প্রদান করা হলে কীভাবে হিসাবভুক্ত করা হয়? (অনুধাবন)
[ক] ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[খ] ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট
✅ অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[ঘ] অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট

২১৩. পণ্য চুরি, নষ্ট, ব্যবহার বা বিতরণ করা হলে কোনটি করতে হবে? (অনুধাবন)
[ক] ক্রয় হিসাবকে ডেবিট
✅ ক্রয় হিসাবকে ক্রেডিট
[গ] প্রারম্ভিক মজুদ পণ্যকে ডেবিট
[ঘ] প্রারম্ভিক মজুদ পণ্যকে ক্রেডিট

২১৪. চেক মারফত পাওনা আদায় হলো ৫,০০০ টাকা। এখানে ডেবিট হবে কোনটি? (প্রয়োগ)
✅ ব্যাংক হিসাব
[খ] চেক হিসাব
[গ] পাওনাদার হিসাব
[ঘ] নগদান হিসাব

২১৫. বিনিয়োগের সুদ প্রাপ্তিতে কারবারের রেভিনিউয়ের ওপর কিরূপ প্রভাব পড়বে? (অনুধাবন)
[ক] হ্রাস পাবে
[খ] অপরিবর্তিত থাকবে
✅ বৃদ্ধি পাবে
[ঘ] স্থির থাকবে

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২১৬. দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী- (অনুধাবন)
i. সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে
ii. মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ডেবিট হবে
iii. প্রদত্ত ঋণ বৃদ্ধি পেলে ডেবিট হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৭. জনাব শাকিল একটি ইলেকট্রিক বাল্ব প্রস্তুতকারী প্রতিষ্ঠানের হিসাবরক্ষক। তিনি লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে- (প্রয়োগ)
i. রেভিনিউ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট রেভিনিউ হিসাবকে ডেবিট করেন
ii. ব্যয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করেন
iii. মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে মূলধন হিসাবকে ক্রেডিট করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৮. রাকিব হাসান দু’তরফা দাখিলা পদ্ধতিতে তার হিসাব সংরক্ষণ করেন। তার সম্পদ ও মালিকানা স্বত্বকে বৃদ্ধি করবে- (উচ্চতর দক্ষতা)
i. নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা
ii. মালিক ব্যবসায়ে ২৫,০০০ টাকা বিনিয়োগ করলেন
iii. ৬,০০,০০০ টাকা মূল্যের মালিকের গাড়ি ব্যবসায়ে ব্যবহারের জন্য আনা হলো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৯. মালিকের পাওনা হলো- (অনুধাবন)
i. মূলধন
ii. মুনাফা
iii. সঞ্চিতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২০. শোভা ট্রেডার্স ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেছে। এ ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের- (অনুধাবন)
i. সম্পদ বৃদ্ধি পায়
ii. সম্পদ হ্রাস পায়
iii. সঞ্চয় বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২১. জহিরুল হক তার ব্যবসায়ের প্রয়োজনে ‘রিফাত মাইক্রো ফাইনেন্স’ এর নিকট হতে ২০,০০০ টাকার ঋণ গ্রহণ করলেন। উক্ত লেনদেনটি হিসাব সমীকরণে প্রভাব ফেলবে- (উচ্চতর দক্ষতা)
i. সম্পদ বৃদ্ধি করবে
ii. মালিকানা স্বত্ব বৃদ্ধি করবে
iii. দায় বৃদ্ধি করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২২. সিরাজুল ইসলাম অফিসে ব্যবহৃত ১৫,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় করলে তার ব্যবসায়ের আর্থিক অবস্থায় যে ধরনের প্রভাব পড়বে- (প্রয়োগ)
i. সম্পদ বৃদ্ধি পাবে
ii. রেভিনিউ বৃদ্ধি পাবে
iii. সম্পদ হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৩. জনাব রহমান তার পাওনাদার আকাশকে ৩,০০০ টাকা পরিশোধ করলেন। এর ফলে তার ব্যবসায়ের- (প্রয়োগ)
i. সম্পদ হ্রাস পেয়েছে
ii. দায় হ্রাস পেয়েছে
iii. মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৪. জনাব আজিজ রাহাত এন্টারপ্রাইজের মালিক। তিনি তার মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়ের জন্য মূলধনের সাথে- (প্রয়োগ)
i. আয় যোগ করবেন
ii. সম্পদ যোগ করবেন
iii. ব্যয় ও উত্তোলন বাদ দিবেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৫ ও ২২৬ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব মিলন দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেন। ২০১৫ সালের মে মাসে তিনি নগদ ২,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ:

১. ২৫,০০০ টাকার কাপড় ক্রয় করেন।

২. কাপড় নগদে বিক্রয় করেন ৫০,০০০ টাকা।

৩. কর্মচারীকে বেতন প্রদান করেন ১০,০০০ টাকা।

৪. পণ্য ফেরত আসল ১,০০০ টাকা।

৫. জনাব জামিয়ার ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করেন।

২২৫. ১, ২ ও ৩নং লেনদেনের দ্বারা মালিকানা স্বত্বে কী পরিবর্তন এসেছে? (প্রয়োগ)
[ক] মালিকানা স্বত্ব ৫০,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে
[খ] মালিকানা স্বত্ব ৩৫,০০০ টাকা হ্রাস পেয়েছে
✅ মালিকানা স্বত্ব ১৫,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে
[ঘ] মালিকানা স্বত্ব ১৫,০০০ টাকা হ্রাস পেয়েছে

২২৬. চতুর্থ লেনদেনটির কারণে জনাব মিলনের- (উচ্চতর দক্ষতা)
i. দায় হ্রাস পেয়েছে
ii. সম্পদ হ্রাস পেয়েছে
iii. মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৭ ও ২২৮ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব বশির আহমেদ একজন চাটার্ড অ্যাকাউন্টের। ২০১৫ সালের ১ নভেম্বর তারিখে ‘বশির অ্যান্ড কোং’ নামে তিনি একটি ফার্মের কার্যক্রম শুরু করেন। উক্ত মাসে তার ফার্মের সংঘটিত লেনদেনসমূহ ছিল নিম্নরূপ:
নভেম্বর ১নগদ ২০,০০০ টাকা বিনিয়োগ করে ফার্ম শুরু করলেন।
নভেম্বর ৩৫,০০০ টাকা অফিস ভাড়া প্রদান করা হলো।
নভেম্বর ৭অফিস সাপ্লাইজ বাকিতে ক্রয় করা হলো ৬,০০০ টাকা।
নভেম্বর ১৬মর্ডান কোম্পানির নিরীক্ষা কাজ সম্পাদনের বিনিময়ে নগদ পাওয়া গেল ৮,০০০ টাকা।
নভেম্বর ২০অফিসে বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো ৭০০ টাকা।

২২৭. জনাব বশির আহমেদ তার হিসাব প্রস্তুতের ক্ষেত্রে কোনো হিসাব খাতকে ক্রেডিট করার ক্ষেত্রে নিচের কোন অবস্থানটিকে গ্রহণ করেন? (প্রয়োগ)
[ক] সম্পদ বৃদ্ধি
[খ] দায় হ্রাস
[গ] আয় হ্রাস
✅ ব্যয় হ্রাস

২২৮. নভেম্বরের ৩, ৭ ও ১৬ তারিখের লেনদেনে যে সকল শ্রেণির হিসাব জড়িত রয়েছে, তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. রেভিনিউ, ব্যয়, সম্পদ
ii. ব্যয়, দায়, সম্পদ
iii. রেভিনিউ, মালিকানা স্বত্ব, দায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৯. ‘সুদ হিসাব’ কোন হিসাব?
[ক] সম্পদ হিসাব
[খ] রেভিনিউ হিসাব
[গ] ব্যয় হিসাব
✅ রেভিনিউ বা ব্যয় হিসাব

২৩০. বকেয়া বেতন কোন জাতীয় হিসাব?
[ক] রেভিনিউ হিসাব
[খ] ব্যয় হিসাব
✅ দায় হিসাব
[ঘ] সম্পদ হিসাব

২৩১. “অগ্রিম প্রদত্ত বিমা সেলামি” ব্যবসায়ের জন্য কী হিসেবে ব্যবহৃত হয়?
[ক] দায়
[খ] মুনাফা
✅ সম্পদ
[ঘ] ব্যয়

২৩২. পাওনাদারের পাওনা পরিশোধের ফলে হিসাব সমীকরণের কোন ধরনের প্রভাব পড়ে?
✅ সম্পত্তি হ্রাস, দায় হ্রাস
[খ] সম্পত্তি হ্রাস, দায় বৃদ্ধি
[গ] সম্পত্তি বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
[ঘ] সম্পত্তি বৃদ্ধি, দায় বৃদ্ধি

২৩৩. পাওনাদারকে পরিশোধের সময় যে টাকা কম দেওয়া হয় তার জন্য ডেবিট হয় কোন হিসাব?
✅ পাওনাদার হিসাব
[খ] প্রাপ্ত বাট্টা হিসাব
[গ] নগদান হিসাব
[ঘ] ব্যাংক হিসাব

২৩৪. হিসাব বলতে কী বোঝায়?
[ক] কারবারের মোট আয়-ব্যয়সমূহ
[খ] কারবারের মোট সম্পদসমূহ
[গ] কারবারের সকল লেনদেনসমূহ
✅ লেনদেনের শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী

২৩৫. হিসাব প্রস্তুতের জন্য কয় ধরনের ছক ব্যবহৃত হয়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৩৬. ‘T’ হিসাব ছকের প্রত্যেক পার্শ্বে কয়টি করে কলাম থাকে?
[ক] দুইটি
✅ চারটি
[গ] ছয়টি
[ঘ] সাতটি

২৩৭. লেনদেনের ফলে কোনটির ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে?
✅ সম্পদের পরিমাণ
[খ] চুক্তির পরিমাণ
[গ] ঘটনার পরিমাণ
[ঘ] ঋণের পরিমাণ

২৩৮. নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাব খাতের কোনটি নিরূপণ প্রয়োজন?
✅ নিট পরিমাণ
[খ] মোট পরিমাণ
[গ] মোট দায়
[ঘ] মোট ব্যয়

২৩৯. পাওনাদারকে পরিশোধ করা হলে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে?
[ক] সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস
[খ] সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
[গ] সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি
✅ সম্পদ হ্রাস, দায় হ্রাস

২৪০. প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব?
[ক] আয়
[খ] ব্যয়
✅ সম্পদ
[ঘ] দায়

২৪১. বিলম্বিত বিজ্ঞাপন কোন প্রকার হিসাব?
[ক] আয় হিসাব
[খ] ব্যয় হিসাব
[গ] দায় হিসাব
✅ সম্পদ হিসাব

২৪২. ‘অনাদায়ী পাওনা’ কোন জাতীয় হিসাব?
[ক] সম্পদ হিসাব
[খ] দায় হিসাব
✅ ব্যয় হিসাব
[ঘ] আয় হিসাব

২৪৩. কোনটি সম্পদ হিসাব?
[ক] মনিহারি হিসাব
[খ] উত্তোলন হিসাব
[গ] সঞ্চিতি হিসাব
✅ সুনাম হিসাব

২৪৪. কমিশন / বাট্টা হিসাব সমীকরণ পদ্ধতিতে কোন হিসাব?
[ক] সম্পদ হিসাব
[খ] দায় হিসাব
[গ] মালিকানাস্বত্ব হিসাব
✅ আয় বা ব্যয় হিসাব

২৪৫. অগ্রিম বেতন কোন জাতীয় হিসাব?
✅ সম্পদ হিসাব
[খ] আয় হিসাব
[গ] দায় হিসাব
[ঘ] মালিকানাস্বত্ব হিসাব

২৪৬. সাধারণ সঞ্চিতি হিসাবকে সমীকরণ পদ্ধতিতে কোন জাতীয় হিসাব বলা হয়?
[ক] দায় সম্পর্কিত হিসাব
✅ মালিকানা স্বত্ব সম্পর্কিত হিসাব
[গ] আয়-ব্যয় সংক্রান্ত হিসাব
[ঘ] সম্পদ সম্পর্কিত হিসাব

২৪৭. চলমান জের ছকে কয়টি টাকার কলাম থাকে?
[ক] ৩টি
✅ ৪টি
[গ] ৫টি
[ঘ] ৬টি

২৪৮. স্থায়ী সম্পদের ব্যবহারজনিত কারণে মূল্য হ্রাস পেলে, হ্রাস প্রাপ্ত অংশের জন্য কোন হিসাব লিপিবদ্ধ করতে হয়?
[ক] সম্পদ হিসাব
[খ] ক্রয় হিসাব
[গ] ব্যয় হিসাব
✅ অবচয় হিসাব

২৪৯. কোনটি প্রদেয় বিল হিসাবে লিপিবদ্ধ হয়?
[ক] বিলের মাধ্যমে বিক্রয়
✅ বিলের মাধ্যমে ক্রয়
[গ] দেনাদার হতে বিলে স্বীকৃতি লাভ
[ঘ] বিলে অর্থ আদায়

২৫০. বিলের মাধ্যমে বিক্রয়, দেনাদার হতে বিলে স্বীকৃতি লাভ, বিলের অর্থ আদায়, বিল বাট্টাকরণ, বিল প্রত্যাখ্যানজনিত কারণে যাবতীয় বিষয় কোন হিসাবে লিপিবদ্ধ করা হয়?
✅ প্রাপ্য বিল হিসাব
[খ] প্রদেয় বিল হিসাব
[গ] ঋণ হিসাব
[ঘ] ব্যাংক হিসাব

২৫১. বিক্রীত পণ্য ফেরত আসলে কোন হিসাবে লিপিবদ্ধ করতে হয়?
[ক] বহি:ফেরত হিসাব
✅ আন্ত:ফেরত হিসাব
[গ] বিক্রয় হিসাব
[ঘ] বর্হিমুখী ফেরত হিসাব

২৫২. আন্ত:ফেরত হিসাবের অপর নাম কী?
[ক] ক্রয় ফেরত হিসাব
[খ] বহি:ফেরত হিসাব
✅ বিক্রয় ফেরত হিসাব
[ঘ] বর্হিমুখী ফেরত হিসাব

২৫৩. প্রতিষ্ঠানের প্রয়োজনে ঋণ গ্রহণ ও পরবর্তী সময়ে তা পরিশোধ হলে তা কোন হিসাবে লেখা হয়?
[ক] বিনিয়োগ
[খ] পাওনাদার
[গ] দেনাদার
✅ ঋণ

২৫৪. পাট ব্যবসায়ী সোহেল, জামালের কাছ থেকে কেনা ২০ হাজার টাকার পাট ফেরত দিল। এটি কোথায় লিপিবদ্ধ হবে?
[ক] আন্ত:ফেরত হিসাবে
✅ বহি:ফেরত হিসাবে
[গ] প্রদেয় বিল হিসাবে
[ঘ] মজুদ পণ্য হিসাবে

২৫৫. প্রাইজবন্ড ক্রয় করলে কী হিসাবে লিপিবদ্ধ হবে?
[ক] ক্রয় হিসাব
✅ বিনিয়োগ হিসাব
[গ] প্রাইজবন্ড হিসাব
[ঘ] ঋণ হিসাব

২৫৬. ব্যবসায়ের জন্য ফাইল ও ফাইল কভার ক্রয়-কোন হিসাবের আওতাভুক্ত?
[ক] ক্রয় হিসাব
✅ মনিহারি হিসাব
[গ] ফাইল হিসাব
[ঘ] অফিস সরঞ্জাম হিসাব

২৫৭. সম্পদ বৃদ্ধি পায় নিচের কোনটির কারণে?
✅ নগদে পণ্য বিক্রয়
[খ] নগদ উত্তোলন
[গ] নগদ ক্রয়
[ঘ] পাওনাদারকে পরিশোধ

২৫৮. ক্যালকুলেটর, ঘড়ি কোন জাতীয় হিসাবের আওতায় পড়ে?
[ক] মূলধন হিসাব
[খ] মনিহারি হিসাব
✅ অফিস সাপ্লাইজ হিসাব
[ঘ] অফিস সরঞ্জাম হিসাব

২৫৯. কোনটি ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ নামে হিসাব হবে?
[ক] কম্পিউটার
✅ পেপার ওয়েট
[গ] পেন্সিল
[ঘ] এসি

২৬০. সজীব তার প্রতিষ্ঠানের জন্য ফাইল কেবিনেট ক্রয় করল। এটি কোথায় লিপিবদ্ধ হবে?
[ক] মনিহারি হিসাব
[খ] মজুদ পণ্য হিসাব
✅ আসবাবপত্র হিসাব
[ঘ] দেনাদার হিসাব

২৬১. সঞ্চিতি বা রিজার্ভ কোন ধরনের হিসাব?
[ক] সম্পদ হিসাব
[খ] দায় হিসাব
[গ] ব্যয় হিসাব
✅ মালিকানা স্বত্ব হিসাব

২৬২. ঋণ কোন হিসাবের অন্তর্ভুক্ত?
[ক] মালিকানাস্বত্ব হিসাব
[খ] ব্যয় হিসাব
[গ] সম্পদ হিসাব
✅ দায় হিসাব

২৬৩. প্রতিষ্ঠানের প্রয়োজনে যেসব ভাড়া হিসাব হতে পারে-
i. অফিস ভাড়া হিসাব
ii. উপভাড়া হিসাব
iii. যন্ত্রপাতি ভাড়া হিসাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৪. ‘অফিস সাপ্লাইজ’ হিসাবের আওতাভুক্ত-
i. কম্পিউটার ক্রয়
ii. স্ট্যাপলার
iii. ক্যালকুলেটর ক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৫. মি. সুজন ৫ লক্ষ টাকা নিয়ে নতুন ব্যবসায় শুরু করলেন। এক্ষেত্রে তার মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হবে-
i. ব্যবসায়ে প্রদত্ত অর্থ
ii. ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসায়ের মেশিন ক্রয়
iii. বন্ধুর নিকট হতে ধারকৃত অর্থ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৬. প্রাপ্ত কমিশন ৫০০ টাকা। এ লেনদেনটি দ্বারা কারবারের-
i. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে
ii. রেভিনিউ হ্রাস পেয়েছে
iii. রেভিনিউ বৃদ্ধি পেয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৭-২৬৯ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব রাহাত আলী ২০০৮ সালের ১ জানুয়ারিতে ২০,০০০. ০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। জানুয়ারি ১০ তারিখে আসবাবপত্রের ওপর ৫% অবচয় ধার্য করা হলো। জানুয়ারি ২০ তারিখে নগদে পণ্য বিক্রয় করলেন ১০,০০০. ০০ টাকার।

২৬৭. জানুয়ারির ১ তারিখের লেনদেনটির দ্বারা হিসাব সমীকরণ A = L + E- এর যে উপাদান পরিবর্তিত হয়েছিল তা হলো?
[ক] A ও L
[খ] শুধু L
[গ] শুধু E
✅ A ও E

২৬৮. বছর শেষে আসবাবপত্রের অবচয় হবে?
[ক] ৫০০. ০০ টাকা
✅ ১,০০০. ০০ টাকা
[গ] ১,৫০০. ০০ টাকা
[ঘ] ২,০০০. ০০ টাকা

২৬৯. সম্পদের অবচয়ের কারণসমূহ-
i. ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি
ii. সময় অতিক্রান্ত হওয়া
iii. দুর্ঘটনাজনিত মূল্য হ্রাস

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭০ ও ২৭১ নং প্রশ্নের উত্তর দাও:
মি. সালাম তার ব্যবসায়ের পণ্য নগদে বিক্রয় করেন ৩,০০০ টাকা। কর্মচারীর বেতন প্রদান করেন ২,৫০০ টাকা। রশিদের নিকট থেকে পেলেন ৩,০০০ টাকা। তিনি ব্যাংকে জমা দিলেন ৫০০ টাকা।

২৭০. মি. সালামের প্রদত্ত বেতনের ক্ষেত্রে বেতন হিসাব একটি-
[ক] সম্পদ হিসাব
✅ ব্যয় হিসাব
[গ] দায় হিসাব
[ঘ] আয় হিসাব

২৭১. রশিদের নিকট থেকে প্রাপ্ত টাকার জন্য রশিদ হিসাব একটি-
✅ সম্পদ হিসাব
[খ] ব্যয় হিসাব
[গ] দায় হিসাব
[ঘ] নগদান হিসাব
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide