SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৪ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
হিসাববিজ্ঞান
চতুর্থ অধ্যায়
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন

Class 9-10 Accounting MCQ Question and Answer. SSC Accounting MCQ Question and Answer for SSC Exam Preparation. SSC Hisab Biggan mcq Proshno Uttor. Hisab Biggan MCQ Question and Answer.
Accounting
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

📚 পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি ✍️
● লেনদেনের শ্রেণিবিভাগ
ব্যবসায়ের সকল লেনদেন দুই ভাগে বিভক্ত: (১) মূলধন জাতীয় লেনদেন ও (২) মুনাফা জাতীয় লেনদেন।

● মূলধন জাতীয় লেনদেন
যে সমস্ত লেনদেনের ফল বর্তমান বছরেই শেষ হয়ে যায় না অর্থাৎ ফল অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। এই ধরনের লেনদেন প্রধানত দুই প্রকার (১) মূলধন জাতীয় প্রাপ্তি/আয় এবং (২) মূলধন জাতীয় ব্যয়।

(১)মূলধন জাতীয় প্রাপ্তি / আয়: যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। যেমন: মালিক কর্তৃক ব্যবসায়ে মূলধন আনয়ন, ব্যাংক হতে ঋণগ্রহণ, স্থায়ী সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ ইত্যাদি। পক্ষান্তরে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তিরই একটা অংশ। নিয়মিত ব্যবসায়িক আয় ছাড়া অন্যান্য আয়কে মূলধন জাতীয় আয় বলা হয়। যেমন: স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ।

(২)মূলধন জাতীয় ব্যয়: যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। স্থায়ী সম্পদ (জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি) ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ যেমন: সম্পদ ক্রয়ের আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় প্রভৃতি মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য।

● মুনাফা জাতীয় লেনদেন
যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদি সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংঘটিত হয় তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। এ ধরনের লেনদেন প্রধানত দুই প্রকার (১) মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় (২) মুনাফা জাতীয় ব্যয়।

(১) মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়: যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয়, যা দ্বারা প্রতিষ্ঠানের দৈনন্দিন যাবতীয় ব্যয় মেটানো হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় প্রাপ্তি বলে। যেমন: পণ্য বিক্রয়লব্ধ অর্থ, বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন ইত্যাদি। মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় একই অর্থবোধক মনে হলেও পার্থক্য বিদ্যমান। অর্থাৎ মুনাফা জাতীয় প্রাপ্তির সম্পূর্ণ অর্থই একটি নির্দিষ্ট সময়ের মুনাফা জাতীয় আয় হয় না। ধরা যাক হিসাবকাল ২০১৪ তে ভাড়া পাওয়া গেল ৫০,০০০ টাকা কিন্তু এর মধ্যে ১০,০০০ টাকা আগামী বছরের। এক্ষেত্রে ২০১৪ সালের মুনাফা জাতীয় প্রাপ্তি ৫০,০০০ টাকা এবং মুনাফা জাতীয় আয় ৪০,০০০ টাকা।

(২) মুনাফা জাতীয় ব্যয়: ব্যবসায়ের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নি:শেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। যেমন: পণ্য ক্রয়, ভাড়া, বেতন, বিজ্ঞাপন খরচ, মজুরি ইত্যাদি।

● মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পার্থক্যকরণের প্রয়োজনীয়তা
একজন ব্যক্তি বা ব্যবসায়ীকে প্রতিবছর বা নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়িক লেনদেনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে হয়।

এ সকল আর্থিক ফলাফল ও অবস্থা জানার জন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশদ আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। বিশদ আয় বিবরণী হতে ব্যবসায়ের লাভ বা ক্ষতির পরিমাণ, মালিকানা স্বত্ব বিবরণী থেকে ব্যবসায় হতে মালিকের পাওনার পরিমাণ এবং আর্থিক অবস্থার বিবরণী হতে সম্পদ ও দায়ের পরিমাণ জানা যায়। আর এসব বিবরণী সঠিকভাবে প্রস্তুত করার জন্য মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সঠিকভাবে চিহ্নিত করা প্রয়োজন।

● মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব
শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের ভিত্তিতে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে ব্যবসায়ের লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়। অপরদিকে শুধুমাত্র মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করা হয়। এই দুই ধরনের লেনদেন সঠিকভাবে আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ করা না হলে কখনই ব্যবসায়ের প্রকৃত লাভ-ক্ষতি এবং সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ জানা যাবে না।

● বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছরসমূহে সুবিধা পাওয়া যায় বলেই এই ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। অত্যাধিক বিজ্ঞাপন ব্যয়, প্রাথমিক খরচাবলি, গবেষণা ব্যয়, কারখানা স্থানান্তর খরচ, পণ্যের গবেষণা খরচ ও উন্নয়ন ব্যয় ইত্যাদি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. মূলধন জাতীয় ব্যয় কোনটি?
[ক] মালিক কর্তৃক প্রদত্ত মূলধন
[খ] মেশিন বিক্রির খরচ
✅ মেশিন ক্রয়
[ঘ] ব্যবসায় পরিচালনার দৈনন্দিন ব্যয়

২. যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয় ভুল হবে?
[ক] ব্যাংক ব্যালেন্স
[খ] দেনাদার
[গ] পাওনাদার
✅ নীট মুনাফা

৩. মুনাফা জাতীয় ব্যয় হল-
i. বিক্রয়ের জন্য গাড়ী ক্রয়
ii. ব্যবসায়ের ব্যবহারের জন্য যন্ত্রপাতি ক্রয়
iii. ডেলিভারি ভ্যানের রোড ট্যাক্স ও বীমা প্রিমিয়াম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. যন্ত্রপাতি ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ-
[ক] মূলধন জাতীয় প্রাপ্তি
[খ] মূলধন জাতীয় আয়
[গ] মুনাফা জাতীয় আয়
✅ মুনাফা জাতীয় প্রাপ্তি

৫. রমজান মিয়া তাঁর ব্যবসায়ের জন্য পণ্য আমদানি করে। পণ্য আমদানির শুল্ক-
[ক] মূলধন জাতীয় ব্যয়
✅ মুনাফা জাতীয় ব্যয়
[গ] অব্যবসায়ী ব্যয়
[ঘ] মুনাফা জাতীয় আয়

৬. সুকমল বড়ুয়া তাঁর ব্যবসায়ের জন্য এক খণ্ড জমি ক্রয় করেন। জমির রেজিষ্ট্রেশন করতে তিনি ৫,০০০ টাকা ব্যয় করেন। এই রেজিষ্ট্রেশন খরচ-
[ক] মুনাফা জাতীয় ব্যয়
✅ মূলধন জাতীয় ব্যয়
[গ] মুনাফা এবং মূলধন জাতীয় উভয় ব্যয়ই হতে পারে
[ঘ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

৭. বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে-
i. মুনাফা জাতীয় ব্যয়
ii. মুনাফা জাতীয় আয়
iii. মূলধন জাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮. আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে-
i. মূলধন জাতীয় প্রাপ্তি
ii. মুনাফা জাতীয় ব্যয়
iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯. ব্যবসায়ে পণ্য আনয়নের জাহাজ ভাড়া কোন ধরনের লেনদেন?
✅ মুনাফা জাতীয়
[খ] মূলধন জাতীয়
[গ] বিলম্বিত মুনাফা জাতীয়
[ঘ] ব্যবসায় পরিচালন

১০. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়-
i. ৩ বছরের জন্য পণ্যের প্রচারণা বাবদ এ্যাড ফার্মকে প্রদান ১,০০,০০০ টাকা
ii. ৩ মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করা হল ১৫,০০০ টাকা
iii. ধানমণ্ডি হতে মতিঝিলে ব্যবসায়ের অফিস স্থানান্তর বাবদ ব্যয় ২৫,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্ধৃতিটুকু পড়ে ১১, ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:

২০১০ সালের ১ জানুয়ারি জনাব প্লাবন ভৌমিক তাঁর ব্যবসায়ের জন্য ৪০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ ৫,০০০ টাকা ব্যয় করলেন। যন্ত্রটি তিনি ২০১৩ সালে ২৫,০০০ টাকায় বিক্রয় করেন; এ সময় যন্ত্রটির মূল্য অবচয় বাদ দেয়ার পর ছিল ২৪,০০০ টাকা।

১১. প্লাবন ভৌমিকের ব্যয়িত ৪৫,০০০ টাকা গণ্য হবে-
[ক] মূলধন জাতীয় প্রাপ্তি
[খ] মুনাফা জাতীয় ব্যয়
[গ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
✅ মূলধন জাতীয় ব্যয়

১২. চার বছরে উক্ত যন্ত্রের মোট কত টাকা অবচয় হয়েছে?
[ক] ১৫,০০০ টাকা
[খ] ১৬,০০০ টাকা
[গ] ২০,০০০ টাকা
✅ ২১,০০০ টাকা

১৩. যন্ত্রটির বিক্রয়মূল্য ও পুস্তকমূল্যের পার্থক্যকে কী বলে চিহ্নিত করা হয়?
✅ মূলধন জাতীয় আয়
[খ] মুনাফা জাতীয় আয়
[গ] মুনাফা জাতীয় প্রাপ্তি
[ঘ] মূলধন জাতীয় প্রাপ্তি

১৪. ‘ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর খরচ’ কোন ধরনের ব্যয়?
[ক] মূলধন জাতীয়
✅ বিলম্বিত মুনাফা জাতীয়
[গ] প্রশাসনিক
[ঘ] প্রত্যক্ষ

১৫. মুনাফা জাতীয় আয় নয় কোনটি?
[ক] শিক্ষানবিস সেলামি
[খ] কমিশন প্রাপ্তি
✅ আসবাবপত্র বিক্রয়
[ঘ] ব্যাংক জমার সুদ

১৬. অকেজো মোটর গাড়ী চালু করার খরচ কোন ধরনের লেনদেন?
[ক] মুনাফা জাতীয়
✅ মূলধন জাতীয়
[গ] বিলম্বিত মুনাফা জাতীয়
[ঘ] নিয়মিত

১৭. ব্যাংক থেকে ঋণ গ্রহণ কী?
✅ মূলধন জাতীয় প্রাপ্তি
[খ] মুনাফা জাতীয় আয়
[গ] মোট আয়
[ঘ] নিট আয়

১৮. লেনদেনসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ৩ ভাগে
✅ ২ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

১৯. বিজ্ঞাপন বাবদ এককালীন অত্যধিক ব্যয়-
[ক] মূলধন জাতীয় ব্যয়
[খ] ব্যবসায়িক ব্যয়
✅ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
[ঘ] মুনাফা জাতীয় ব্যয়

২০. নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়?
[ক] ব্যবসায়ের প্রাথমিক ব্যয়
[খ] মনিহারি দ্রব্য ক্রয়
[গ] বিজ্ঞাপন খরচ
✅ আসবাবপত্র ক্রয়

২১. মূলধন জাতীয় ব্যয় কোনটি?
[ক] মালিক কর্তৃক প্রদত্ত মূলধন
[খ] মেশিন বিক্রয় খরচ
✅ মেশিন ক্রয়
[ঘ] ব্যবসায় পরিচালনার দৈনন্দিন ব্যয়

২২. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নয় কোনটি?
[ক] ৪ বছরের জন্য পণ্যের প্রচারণা বাবদ ব্যয়
✅ ৬ মাসের ভাড়ার অগ্রিম পরিশোধ
[গ] ব্যবসায়ের অফিস স্থানান্তর বাবদ ব্যয়
[ঘ] নতুন পণ্যের গবেষণা ব্যয়

২৩. মিসেস নাজ এক বছরে পণ্য বিক্রয় বাবদ মোট ৩,০০,০০০ টাকা পেলেন। তা থেকে তিনি মোট ২,৫০,০০০ টাকা ব্যয় করলেন যার মধ্যে একটি কম্পিউটার ক্রয় বাবদ ৫০,০০০ টাকা ছিল। মিসেস নাজের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত?
[ক] ৩,০০,০০০ টাকা
[খ] ২,৫০,০০০ টাকা
✅ ২,০০,০০০ টাকা
[ঘ] ৫০,০০০ টাকা

২৪. মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়ের ভিত্তিতে কোন বিবরণীটি প্রস্তুত করা হয়?
[ক] নগদ প্রবাহ
[খ] বিশদ আয়
[গ] উৎপাদন ব্যয়
✅ আর্থিক অবস্থার

২৫. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়-
i. অধিক বিজ্ঞাপন
ii. প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়
iii. পণ্যের গবেষণা ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

২৬. মূলধন জাতীয় ব্যয় হচ্ছে-
i. কলকব্জা ও সংস্থাপন ব্যয়
ii. ট্রেডমার্ক
iii. সুনামের অবলোপন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

২৭. আর্থিক অবস্থান বিবরণীতে লিপিবদ্ধ হবে-
i. মুনাফা জাতীয় ব্যয়
ii. মূলধন জাতীয় ব্যয়
iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] i ও iii
✅ ii ও iii

২৮. বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে-
i. মুনাফা জাতীয় ব্যয়
ii. মুনাফা জাতীয় আয়
iii. মূলধন জাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৯. মূলধন জাতীয় প্রাপ্তি হলো-
i. ব্যাংক থেকে গৃহীত ঋণ
ii. পণ্যের জন্য অগ্রিম গ্রহণ
iii. সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩০-৩২নং প্রশ্নের উত্তর দাও:
সুরভি এন্টারপ্রাইজ ৫,০০,০০০ টাকায় একটি পুরনো মাইক্রোবাস ক্রয় করে। ৫০,০০০ টাকা মূল্যের যন্ত্রাংশ সংযোজন করে মাইক্রোবাসটি মেরামত করে। পরবর্তীতে মাইক্রোবাসটি ৫,৭৫,০০০ টাকায় বিক্রয় করা হয়।

৩০. সুরভি এন্টারপ্রাইজের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত টাকা?
[ক] ৫০,০০০
[খ] ৫,০০,০০০
[গ] ৫,৫০,০০০
✅ ৫,৭৫,০০০

৩১. মাইক্রোবাসটির বিক্রয়জনিত মুনাফা সুরভি এন্টারপ্রাইজের-
[ক] মূলধন জাতীয় প্রাপ্তি
✅ মূলধন জাতীয় আয়
[গ] মুনাফা জাতীয় প্রাপ্তি
[ঘ] মুনাফা জাতীয় আয়

৩২. সুরভি এন্টারপ্রাইজের মুনাফা কত টাকা?
✅ ২৫,০০০
[খ] ৫০,০০০
[গ] ৭৫,০০০
[ঘ] ১,২৫,০০০

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব আসিফ ২০১২ সালের ১ জুলাই ৩৫,০০০ টাকা মূল্যের একটি ফ্রিজ ক্রয় করেন এবং ফ্রিজটির বৈদ্যুতিক সংযোগ বাবদ ২,০০০ টাকা ব্যয় করেন। তিনি ফ্রিজটি ২০১৪ সালে ৩০,০০০ টাকায় বিক্রি করেন। এ সময় অবচয় বাদ দেয়ার পর ফ্রিজটির মূল্য ছিল ২৭,০০০ টাকা।

৩৩. জনাব আসিফের অফিস সরঞ্জামের অবচয়ের পরিমাণ কত?
[ক] ৩,০০০ টাকা
[খ] ৫,০০০ টাকা
[গ] ৮,০০০ টাকা
✅ ১০,০০০ টাকা

৩৪. অফিস সরঞ্জামের বিক্রয়মূল্য ও পুস্তক মূল্যের পার্থক্যকে চি‎ি‎হ্নত করা যায় কোন নামে?
✅ মূলধন জাতীয় আয়
[খ] মুনাফা জাতীয় আয়
[গ] মুনাফা জাতীয় প্রাপ্তি
[ঘ] মূলধন জাতীয় প্রাপ্তি

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও:-
মি: শামীম ব্যবসায়ে ব্যবহারের জন্য ৭,০০,০০০ টাকা ব্যয়ে একটি মোটরগাড়ী ক্রয় করেন, যার লাইসেন্স এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ ১০,০০০ টাকা। এক বৎসর পরে ব্যবসায়ের জন্য অপর একটি নতুন গাড়ী ক্রয়ের উদ্দেশ্যে উক্ত গাড়ীটি ৭,৫০,০০০ টাকায় বিক্রি করেন।

৩৫. শামীমের ব্যবসায় মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত?
[ক] ১০,০০০ টাকা
[খ] ৭,০০,০০০ টাকা
✅ ৭,১০,০০০ টাকা
[ঘ] ৭,৫০,০০০ টাকা

৩৬. তাঁর মূলধন জাতীয় আয় কত?
✅ ৪০,০০০ টাকা
[খ] ৫০,০০০ টাকা
[গ] ৭,১০,০০০ টাকা
[ঘ] ৭,৪০,০০০ টাকা

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৭ ও ৩৮নং প্রশ্নের উত্তর দাও:
জনাব ইউসুফ ২০১৩ সালে ২,০০,০০০ টাকায় একখণ্ড জমি ক্রয় করেন যা ২০১৪ সালে ৩,১০,০০০ টাকায় বিক্রয় করেন।

৩৭. জনাব ইউসুফের মূলধনজাতীয় আয়ের পরিমাণ কত?
[ক] ৫,১০,০০০ টাকা
[খ] ৩,১০,০০০ টাকা
[গ] ২,০০,০০০ টাকা
✅ ১,১০,০০০ টাকা

৩৮. উপর্যুক্ত জমির মূল্য বৃদ্ধির ফলে নিম্নের কোনটি বৃদ্ধি পাবে?
[ক] মূলধন জাতীয় ব্যয়
✅ মূলধন জাতীয় প্রাপ্তি
[গ] মুনাফা জাতীয় প্রাপ্তি
[ঘ] মুনাফা জাতীয় আয়

মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৩৯. ব্যবসায়ের সকল লেনদেন কয়ভাগে বিভক্ত? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৪০. লেনদেনসমূহকে কয়টি অবস্থা থেকে বিবেচনা করা হয়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৪১. যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং লেনদেন নিয়মিত সংঘটিত হয় না সে সকল লেনদেনকে কী বলে? (জ্ঞান)
✅ মূলধন জাতীয় লেনদেন
[খ] মুনাফা জাতীয় লেনদেন
[গ] মূলধন জাতীয় প্রাপ্তি
[ঘ] মুনাফা জাতীয় প্রাপ্তি

৪২. যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদি সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংঘটিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] মূলধন জাতীয় লেনদেন
✅ মুনাফা জাতীয় লেনদেন
[গ] মূলধন জাতীয় প্রাপ্তি
[ঘ] মুনাফা জাতীয় প্রাপ্তি

৪৩. মূলধন জাতীয় লেনদেনের উদাহরণ কোনটি? (অনুধাবন)
[ক] শ্রমিকের মজুরি প্রদান
✅ যন্ত্রপাতি ক্রয়
[গ] ম্যানেজারের বেতন প্রদান
[ঘ] বিদ্যুৎ বিল

৪৪. লেনদেনের কোন বিষয়টির ওপর ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ভর করে? (অনুধাবন)
✅ বিভক্তকরণের ওপর
[খ] বিশ্লেষণের ওপর
[গ] লিপিবদ্ধকরণের ওপর
[ঘ] ব্যাখ্যাদানের ওপর

৪৫. মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সঠিকভাবে চি‎হ্নিত করার মাধ্যমে কোনটির অর্জন তরান্বিত হয়? (জ্ঞান)
[ক] হিসাবরক্ষণের ফলাফল
[খ] হিসাববিজ্ঞানের মূল্যবোধ
✅ হিসাববিজ্ঞানের উদ্দেশ্য
[ঘ] হিসাববিজ্ঞানের জ্ঞান

৪৬. কোন জাতীয় লেনদেন থেকে ব্যবসায় প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি সুবিধা ভোগ করে? (জ্ঞান)
[ক] সম্পত্তিবাচক লেনদেন
✅ মূলধন জাতীয় লেনদেন
[গ] মুনাফা জাতীয় লেনদেন
[ঘ] আয়বাচক লেনদেন

৪৭. কোন জাতীয় লেনদেন নিয়মিত সংঘটিত হয়? (জ্ঞান)
[ক] মূলধন জাতীয় লেনদেন
[খ] বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন
✅ মুনাফা জাতীয় লেনদেন
[ঘ] সম্পত্তিবাচক লেনদেন

৪৮. পণ্য ক্রয় করা হলো ৩০,০০০ টাকা। লেনদেনের কোন বৈশিষ্ট্যটি এখানে বিদ্যমান? (অনুধাবন)
[ক] বড় অংকের
[খ] দীর্ঘমেয়াদি
[গ] অনিয়মিত
✅ নিয়মিত

৪৯. যে সকল লেনদেন নিয়মিত সংঘটিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ মুনাফা জাতীয় লেনদেন
[খ] মুলধনায়িত লেনদেন
[গ] মূলধন জাতীয় লেনদেন
[ঘ] সম্পত্তিবাচক লেনদেন

৫০. অনিয়মিতভাবে সংঘটিত লেনদেনকে কী জাতীয় লেনদেন বলে? (জ্ঞান)
[ক] ব্যয়বাচক লেনদেন
[খ] আয়বাচক লেনদেন
✅ মূলধন জাতীয় লেনদেন
[ঘ] মুনাফা জাতীয় লেনদেন

৫১. মূলধন জাতীয় লেনদেন কয় ধরনের? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৫২. নির্দিষ্ট সময় পর হিসাব থেকে জানা যায়- (অনুধাবন)
i. ব্যবসায়ের লাভ-ক্ষতি
ii. ব্যবসায়ের দেনা-পাওনা
iii. ব্যবসায়ের সার্বিক অবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৩. যেসব বৈশিষ্ট্যের ভিত্তিতে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলো পৃথক করা হয় সেগুলো হচ্ছে- (অনুধাবন)
i. লেনদেন হতে সুবিধা ভোগ
ii. লেনদেনের পুনরাবৃত্তি
iii. লেনদেনের টাকার অংক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৪. মূলধন জাতীয় লেনদেন- (অনুধাবন)
i. দীর্ঘমেয়াদি সুবিধা দেয়
ii. অপেক্ষাকৃত অধিক টাকায় সংঘটিত হয়
iii. নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য অর্জন তরান্বিত হয়- (অনুধাবন)
i. মূলধন জাতীয় লেনদেন সঠিকভাবে চি‎হ্নিত করার মাধ্যমে
ii. মুনাফা জাতীয় লেনদেন সঠিকভাবে চি‎হ্নিত করার মাধ্যমে
iii. লেনদেনসমূহ সঠিকভাবে সম্পাদন করার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. সুবিধা ভোগের সময়ের ভিত্তিতে লেনদেনের শ্রেণিবিভাগ হলো- (অনুধাবন)
i. মুনাফা জাতীয় লেনদেন
ii. মূলধন জাতীয় লেনদেন
iii. বিলম্বিত লেনদেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৭. মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. এক বছরের অধিক সুবিধা ভোগ করা যায়
ii. টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড়
iii. নিয়মিত সংঘটিত হয় না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৮. মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. স্বল্পমেয়াদি সুবিধা ভোগ করা যায়
ii. টাকার অঙ্ক অপেক্ষাকৃত ছোট
iii. নিয়মিত সংঘটিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৫৯. যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং যার সুবিধা এক বছরের অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে কী বলে? (জ্ঞান)
✅ মূলধন জাতীয় প্রাপ্তি
[খ] মূলধন জাতীয় ব্যয়
[গ] মুনাফা জাতীয় প্রাপ্তি
[ঘ] মুনাফা জাতীয় ব্যয়

৬০. মুনাফা অর্জনের উদ্দেশ্যে মি. মিরাজ তার ব্যবসায়ে আরও ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। এটি কোন জাতীয় লেনদেন? (প্রয়োগ)
[ক] মূলধন জাতীয় ব্যয়
✅ মূলধন জাতীয় প্রাপ্তি
[গ] মুনাফা জাতীয় আয়
[ঘ] মুনাফা জাতীয় ব্যয়

৬১. ব্যবসায়িক প্রয়োজনে জনাব আতিক তার বন্ধু আশিক এর নিকট হতে ৭,০০,০০০ টাকা ধার করেন। এ ধারকৃত অর্থ দিয়ে আতিক সরাসরি ব্যবসায়ের পাওনাদারকে পরিশোধ করেন। মি. আশিকের প্রদানকৃত অর্থ জনাব আতিকের ব্যবসায়ে কী ধরনের লেনদেন? (প্রয়োগ)
[ক] মূলধন জাতীয় ব্যয়
[খ] মুনাফা জাতীয় প্রাপ্তি
[গ] মুনাফা জাতীয় আয়
✅ মূলধন জাতীয় প্রাপ্তি

৬২. ব্যবসায়ে ব্যবহৃত পুরাতন মোটর গাড়ি বিক্রয়, মূলধন জাতীয় প্রাপ্তি কেন? (অনুধাবন)
[ক] এটি নিয়মিত সংঘটিত হয় বলে
[খ] এটি থেকে দীর্ঘদিন সুবিধা পাওয়া যাবে বলে
✅ এটি লেনদেনের পুনরাবৃত্তি ঘটায় না বলে
[ঘ] ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি করে বলে

৬৩. সেবা আয় ২,০০,০০০ টাকা। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ২৫,০০০ টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ ১,৫০,০০০ টাকা। মালিক কর্তৃক প্রদত্ত মূলধন ৩,৫০,০০০ টাকা। এখানে মূলধন জাতীয় প্রাপ্তি কত হবে? (প্রয়োগ)
[ক] ৩,৫০,০০০ টাকা
[খ] ৩,৭৫,০০০ টাকা
✅ ৫,২৫,০০০ টাকা
[ঘ] ৭,৭৫,০০০ টাকা

৬৪. মূলধন জাতীয় প্রাপ্তি কী? (জ্ঞান)
[ক] অনিয়মিত ছোট অঙ্কের প্রাপ্তি
[খ] নিয়মিত বড় অঙ্কের প্রাপ্তি
✅ অনিয়মিত বড় অঙ্কের প্রাপ্তি
[ঘ] নিয়মিত ছোট অঙ্কের প্রাপ্তি

৬৫. মূলধন জাতীয় প্রাপ্তি দ্বারা ব্যবসায়ের কী বোঝায়? (জ্ঞান)
[ক] সম্পদ
✅ দায়-দেনা
[গ] লাভ
[ঘ] ক্ষতি

৬৬. অতিরিক্ত মূলধন কী? (জ্ঞান)
[ক] মূলধন জাতীয় ব্যয়
✅ মূলধন জাতীয় প্রাপ্তি
[গ] মুনাফা জাতীয় ব্যয়
[ঘ] মুনাফা জাতীয় আয়

৬৭. স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ কী হিসেবে বিবেচিত হয়? (জ্ঞান)
[ক] মুনাফা জাতীয় প্রাপ্তি
[খ] মুনাফা জাতীয় আয়
[গ] মূলধন জাতীয় আয়
✅ মূলধন জাতীয় প্রাপ্তি

৬৮. নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি? (জ্ঞান)
[ক] জাহাজ ভাড়া
[খ] সংস্থাপন ব্যয়
✅ ব্যাংক হতে ঋণ গ্রহণ
[ঘ] আমদানি শুল্ক

৬৯. কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি নয়? (জ্ঞান)
[ক] ব্যবসায়ের মূলধন আনয়ন
[খ] ঋণ গ্রহণ
[গ] সম্পত্তি বিক্রয়ের অর্থ
✅ বিনিয়োগের সুদ

৭০. বিক্রয় ১,৩০,০০০ টাকা; পুরাতন আসবাবপত্র বিক্রয় ৬,০০০ টাকা; ব্যাংক থেকে ঋণগ্রহণ ৬০,০০০ টাকা; কমিশন প্রাপ্তি ৩,০০০ টাকা এবং মালিক কর্তৃক প্রদত্ত মূলধন ১,২০,০০০ টাকা। এ ক্ষেত্রে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত হবে? (প্রয়োগ)
[ক] ১,৯০,০০০ টাকা
✅ ১,৮৬,০০০ টাকা
[গ] ১,২৬,০০০ টাকা
[ঘ] ১,২৬,০০০ টাকা

৭১. মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির কী? (জ্ঞান)
✅ অংশ
[খ] যোগফল
[গ] হার
[ঘ] অনুপাত

৭২. কোনটি মূলধন জাতীয় আয়? (অনুধাবন)
✅ স্থায়ী সম্পত্তি বিক্রয়ের মুনাফা
[খ] ঋণগ্রহণ থেকে প্রাপ্ত অর্থ
[গ] পণ্য বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ
[ঘ] অস্থায়ী সম্পত্তি বিক্রয়ের অর্থ

৭৩. কোনটি মূলধন জাতীয় আয়? (জ্ঞান)
✅ স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ
[খ] মালিক কর্তৃক ব্যবসায়ে প্রদত্ত মূলধন
[গ] ব্যাংক থেকে গৃহীত ঋণ
[ঘ] স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ

৭৪. মি. রুবেল একজন ব্যবসায়ী। তার ব্যবসায়ের একটি মেশিন সে ৯০,০০০ টাকায় বিক্রয় করেন যার ক্রয়মূল্য ছিল ৮০,০০০ টাকা। উপর্যুক্ত তথ্যের আলোকে নিচের কোনটি সত্য? (প্রয়োগ)
[ক] মূলধন জাতীয় আয় ৯০,০০০ টাকা
[খ] মূলধন জাতীয় আয় ৮০,০০০ টাকা
[গ] মূলধন জাতীয় প্রাপ্তি ১০,০০০ টাকা
✅ মূলধন জাতীয় আয় ১০,০০০ টাকা

৭৫. একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হলো ১,০০,০০০ টাকা এবং এর ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য ৮৫,০০০ টাকা, এক্ষেত্রে মূলধন জাতীয় আয় কত হবে? (প্রয়োগ)
[ক] ১,০০,০০০ টাকা
[খ] ৮৫,০০০ টাকা
✅ ১৫,০০০ টাকা
[ঘ] ১,৮৫,০০০ টাকা

৭৬. জনাব দিদার ২০০৮ সালে একটি পুরনো বাড়ি ৪,০০,০০০ টাকায় ক্রয় করেন যা রঙ করা বাবদ আরো ৭৫,০০০ টাকা খরচ হয়। তিনি ২০১৪ সালে ৭,৫৫,৫০০ টাকায় বাড়িটি বিক্রয় করেন। তার মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? (প্রয়োগ)
✅ ২,৮০,৫০০ টাকা
[খ] ৩,৫৫,৫০০ টাকা
[গ] ৪,৩০,৫০০ টাকা
[ঘ] ৮,০৫,৫০০ টাকা

৭৭. মি. রিয়াজ একটি ফটোকপি দোকানের মালিক। তার এই ব্যবসায়ে মূলধন জাতীয় আয় কোনটি? (প্রয়োগ)
[ক] ঋণ গ্রহণ ১,০০,০০০ টাকা
[খ] নতুন ফটোকপি মেশিন ক্রয় ৬৫,০০০ টাকা
[গ] ফটোকপি চার্জ বাবদ আয় ২০,০০০ টাকা
✅ পুরাতন ফটোকপি মেশিন বিক্রয়জনিত আয় ১০,০০০ টাকা

৭৮. ৬০,০০০ টাকায় মেশিন ক্রয় করে ব্যবহারোপযোগী না হওয়ায় ৭০,০০০ টাকায় বিক্রয় করা হলো। এখানে মূলধন জাতীয় আয় কত? (প্রয়োগ)
✅ ১০,০০০ টাকা
[খ] ৬০,০০০ টাকা
[গ] ৭০,০০০ টাকা
[ঘ] ১,৪০,০০০ টাকা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৭৯. মূলধন জাতীয় প্রাপ্তির বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. এটি অনিয়মিত পাওয়া যায়
ii. এর টাকার অঙ্ক বড়
iii. এটি হতে এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ হচ্ছে- (অনুধাবন)
i. ব্যবসায়ের মূলধন আনয়ন
ii. জমি বিক্রয়
iii. আমদানি শুল্ক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. জনাব মামুন একজন পাইকারী বই বিক্রেতা। তাই তার ব্যবসায়ের মূলধন জাতীয় প্রাপ্তি হলো- (প্রয়োগ)
i. বই বিক্রয় করে প্রাপ্ত মুনাফা ২০,০০০ টাকা
ii. ব্যবসায়ে আনা মূলধন ১,৫০,০০০ টাকা
iii. ব্যবসায়ের জন্য ঋণ গ্রহণ ৬০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. মূলধন জাতীয় প্রাপ্তি- (অনুধাবন)
i. ব্যাংক থেকে গৃহীত ঋণ ১,৫০,০০০ টাকা
ii. পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ ৮০,০০০ টাকা
iii. বিক্রয়ের উদ্দেশ্যে একটি গাড়ি ক্রয় ২,০০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. মূলধন জাতীয় আয় হলো- (অনুধাবন)
i. অনিয়মিত লেনদেন
ii. স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ
iii. মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৪ ও ৮৫ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব হাবিব জাপান থেকে ৫০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি আমদানি করেন। এ জন্য তাকে জাহাজ ভাড়া ২,০০০ টাকা এবং আমদানি শুল্ক ১,০০০ টাকা প্রদান করতে হয়। পরবর্তীতে তিনি যন্ত্রপাতি ৬০,০০০ টাকায় বিক্রি করেন।

৮৪. জনাব হাবিবের মূলধন জাতীয় আয় কত? (প্রয়োগ)
[ক] ৩,০০০ টাকা
✅ ৭,০০০ টাকা
[গ] ৫০,০০০ টাকা
[ঘ] ৬০,০০০ টাকা

৮৫. জনাব হাবিবের জন্য মূলধন জাতীয় প্রাপ্তি হবে- (উচ্চতর দক্ষতা)
i. যন্ত্রপাতির বিক্রয়লব্ধ অর্থ
ii. ব্যাংক থেকে ঋণ গ্রহণ
iii. ব্যবসায়ে অর্থ বিনিয়োগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

মূলধন জাতীয় ব্যয়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৮৬. যে ব্যয় থেকে দীর্ঘ সময়ব্যাপী সুবিধা ভোগ করা যায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] মূলধন জাতীয় আয়
[খ] মুনাফা জাতীয় ব্যয়
✅ মূলধন জাতীয় ব্যয়
[ঘ] মুনাফা জাতীয় আয়

৮৭. যে সকল ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত ও আয়ুষ্কাল বৃদ্ধি পায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] বিলম্ব মুনাফা জাতীয় প্রদান
[খ] মুনাফা জাতীয় ব্যয়
[গ] মূলধন জাতীয় প্রদান
✅ মূলধন জাতীয় ব্যয়

৮৮. জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় মূলধন জাতীয় ব্যয় হওয়ার কারণ কী? (অনুধাবন)
[ক] অনিয়মিত হওয়ার কারণে
[খ] দীর্ঘকাল সুবিধা ভোগ করা যাবে বলে
✅ জমি ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত বলে
[ঘ] জমির আয়ুষ্কাল বাড়াবে বলে

৮৯. একটি অকেজো মোটর গাড়ি চালু করার মেরামতের ব্যয় কোন ধরনের লেনদেন? (অনুধাবন)
[ক] মোটরগাড়ি ক্রয় ব্যয়
[খ] আংশিক মুনাফা জাতীয় ব্যয়
✅ মূলধন জাতীয় ব্যয়
[ঘ] মূলত বিলম্বিত ব্যয়

৯০. সংস্থাপন ব্যয়ের কোনটি উদাহরণ? (অনুধাবন)
[ক] মূলধন জাতীয় প্রাপ্তি
[খ] মূলধন জাতীয় আয়
✅ মূলধন জাতীয় ব্যয়
[ঘ] মুনাফা জাতীয় ব্যয়

৯১. কোনটি মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ? (অনুধাবন)
[ক] ব্যবসায়ের মূলধন আনয়ন
[খ] ঋণ গ্রহণ
[গ] পণ্য বিক্রয়লব্ধ অর্থ
✅ যন্ত্রপাতি ক্রয়

৯২. নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্য? (অনুধাবন)
[ক] এই ব্যয়ের ফল দীর্ঘদিন ভোগ করা যায় না
[খ] এই জাতীয় ব্যয় নিয়মিত সংঘটিত হয়
✅ এই ব্যয়ের ফলে সম্পত্তি অর্জিত হয়
[ঘ] এই জাতীয় ব্যয় স্বল্পমেয়াদি

৯৩. কোনটি মূলধন জাতীয় ব্যয়? (অনুধাবন)
✅ স্থায়ী সম্পদের আমদানি শুল্ক
[খ] ব্যবসায়িক পণ্যের ডাক খরচ
[গ] ব্যবসায়িক পণ্যের বিজ্ঞাপন খরচ
[ঘ] বিক্রিত পণ্যের যাতায়াত খরচ

৯৪. যন্ত্রপাতি ক্রয়ের জাহাজ ভাড়া কোন জাতীয় লেনদেন? (অনুধাবন)
[ক] মুনাফা
✅ মূলধন
[গ] বিলম্বিত মুনাফা
[ঘ] বিলম্বিত ব্যয়

৯৫. একটি ব্যবসায়ে ব্যবহারের জন্য ৩০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো এবং ১০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। এ অবস্থায় মূলধন জাতীয় ব্যয় কত হবে? (প্রয়োগ)
✅ ৪০,০০০ টাকা
[খ] ৩০,০০০ টাকা
[গ] ২০,০০০ টাকা
[ঘ] ১০,০০০ টাকা

৯৬. জনাব মাসুম তার ব্যবসায়ের জন্য যন্ত্রপাতি ক্রয় করেন ১,১০,০০০ টাকা এবং যন্ত্রপাতি আনয়নের জাহাজ ভাড়া দেন ১০,০০০ টাকা। জনাব মাসুমের ব্যবসায়ে

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] মূলধন জাতীয় ব্যয় ১,০০,০০০ টাকা
[গ] মূলধন জাতীয় ব্যয় ১০,০০০ টাকা
✅ মূলধন জাতীয় ব্যয় ১,২০,০০০ টাকা
[ঘ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ১০,০০০ টাকা

৯৭. ব্যবসায়ের দালান সম্প্রসারণ ব্যয় কোন প্রকার ব্যয়? (অনুধাবন)
[ক] মুনাফা জাতীয় ব্যয়
✅ মূলধন জাতীয় ব্যয়
[গ] মুনাফা জাতীয় ব্যয়
[ঘ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

৯৮. মি. জসিম তার মিলে আধুনিক পদ্ধতিতে ধান ভাঙানোর জন্য বিদেশ থেকে ৭,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্র আমদানি করেন এবং যন্ত্রটি মিলে নিয়ে আসতে ১০,০০০ টাকা এবং তা সংস্থাপনে ৫,০০০ টাকা ব্যয় হয়। এ ক্ষেত্রে তার মূলধন জাতীয় ব্যয় কত? (প্রয়োগ)
[ক] ৭,০০,০০০ টাকা
[খ] ৭,০৫,০০০ টাকা
[গ] ৭,১০,০০০ টাকা
✅ ৭,১৫,০০০ টাকা

৯৯. যন্ত্রপাতি সংস্থাপন মজুরি কোন জাতীয় হিসাব? (জ্ঞান)
✅ মূলধন জাতীয় ব্যয়
[খ] মুনাফা জাতীয় ব্যয়
[গ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
[ঘ] সংস্থাপন ব্যয়

১০০. কোনটি মূলধন জাতীয় ব্যয়? (জ্ঞান)
✅ আসবাবপত্র ক্রয়
[খ] মাল ক্রয়
[গ] আসবাবপত্র মেরামত
[ঘ] বাট্টা প্রদান

১০১. মূলধন জাতীয় ব্যয় কোনটি? (জ্ঞান)
✅ স্থায়ী সম্পদের পরিবহন ব্যয়
[খ] প্রদত্ত কমিশন
[গ] বিনিয়োগের সুদ প্রদান
[ঘ] বিজ্ঞাপন খরচ

১০২. মি. রমজান একটি অকেজো মেশিন ক্রয় করলেন। এটি কার্যোপযোগী করার জন্য তিনি এতে নতুন যন্ত্রাংশ সংযোজন করেন। এটি কোন ধরনের লেনদেন? (প্রয়োগ)
[ক] মূলধন জাতীয় আয়
✅ মূলধন জাতীয় ব্যয়
[গ] মুনাফা জাতীয় আয়
[ঘ] মুনাফা জাতীয় ব্যয়

১০৩. কোনো সম্পত্তি ক্রয়ের আমদানি শুল্ক কোন জাতীয় ব্যয়? (জ্ঞান)
✅ মূলধন জাতীয়
[খ] মুনাফা জাতীয়
[গ] বিলম্বিত মুনাফা জাতীয়
[ঘ] বিলম্বিত মূলধন জাতীয়

১০৪. প্রাঙ্গন উন্নয়ন কোন জাতীয় ব্যয়? (অনুধাবন)
✅ মূলধন জাতীয়
[খ] মুনাফা জাতীয়
[গ] মূলধনায়িত
[ঘ] বিলম্বিত মুনাফা জাতীয়

১০৫. কপিরাইট কোন ধরনের লেনদেন? (অনুধাবন)
[ক] মুনাফা জাতীয়
[খ] বিলম্বিত মুনাফা জাতীয়
[গ] মূলধনায়িত
✅ মূলধন জাতীয়

১০৬. একজন আসবাবপত্র ব্যবসায়ীর নিকট চেয়ার, টেবিল, আলমারি ক্রয় মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু একজন ওষুধ বিক্রেতার নিকট তা কী? (প্রয়োগ)
[ক] মুনাফা জাতীয় ব্যয়
✅ মূলধন জাতীয় ব্যয়
[গ] মূলধনায়িত ব্যয়
[ঘ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

১০৭. সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পায় কোনটির মাধ্যমে? (জ্ঞান)
[ক] মুনাফা জাতীয় ব্যয়
✅ মূলধন জাতীয় ব্যয়
[গ] মূলধন জাতীয় প্রাপ্তি
[ঘ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

১০৮. যে সকল ব্যয়ের উপযোগিতা বর্তমান হিসাব বছরের পাশাপাশি পরবর্তী একাধিক বছরসমূহেও পাওয়া যায় তা কী নামে পরিচিত? (জ্ঞান)
✅ মূলধন জাতীয় ব্যয়
[খ] মুনাফা জাতীয় ব্যয়
[গ] মূলধন জাতীয় আয়
[ঘ] মুনাফা জাতীয় আয়

১০৯. মূলধন জাতীয় ব্যয় সম্পদের কী সৃষ্টি করে? (অনুধাবন)
✅ উপযোগিতা
[খ] অবচয়
[গ] ছাড়
[ঘ] সচলতা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১১০. মূলধন জাতীয় ব্যয়ের ফলে- (অনুধাবন)
i. সম্পদ অর্জিত হয়
ii. সম্পদের মূল্য বৃদ্ধি পায়
iii. সম্পদের মূল্য হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১১. মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ- (অনুধাবন)
i. জমি ক্রয়
ii. যন্ত্রপাতি ক্রয়
iii. মোটর গাড়ি ক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১২. মূলধন জাতীয় ব্যয়- (অনুধাবন)
i. সুনামের অবলোপন
ii. ট্রেডমার্ক ও পেটেন্ট
iii. কলকব্জা ও সংস্থাপন ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৩. মূলধন জাতীয় ব্যয়- (অনুধাবন)
i. যন্ত্রপাতি ক্রয়
ii. পণ্য ক্রয়
iii. যন্ত্রপাতি বসানো মজুরি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৪. যন্ত্রপাতি ক্রয় করলে এটি কারবারে- (অনুধাবন)
i. অনেক বছর ধরে ব্যবসায়ের পণ্য তৈরিতে ব্যবহৃত হবে
ii. মুনাফা জাতীয় ব্যয় সৃষ্টিতে সাহায্যে করবে
iii. মুনাফা অর্জনে সহায়তা করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৫. মি. রিপন একটি ফটোকপি দোকান দিলেন। এ ব্যবসায়ে মূলধন জাতীয় খরচ- (প্রয়োগ)
i. ফটোস্ট্যাট মেশিন ক্রয়
ii. এর কাগজ ক্রয়
iii. ফটোকপি মেশিন মেরামত ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৬. মি. হেলাল একজন ব্যবসায়ী। তার ব্যবসায়ে দালানকোঠা সম্প্রসারণের জন্য তিনি ২,০০,০০০ টাকা ব্যয় করেন। এই লেনদেনটি একটি মূলধন জাতীয় ব্যয়। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. এটি প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা বৃদ্ধি করে
ii. এটি স্থায়ী সম্পত্তি বৃদ্ধি করে
iii. এর ফলাফল দীর্ঘস্থায়ী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৭ ও ১১৮ নং প্রশ্নের উত্তর দাও:
মি. এমদাদ তার ব্যবসায়ের জন্য প্রতিরক্ষা সঞ্চয়পত্র ক্রয় করেন ১,০০,০০০ টাকা। বিক্রয়ের উদ্দেশ্যে তিনি জাপান থেকে একটি গাড়ি ক্রয় করেন ৫৩,২০,০০০ টাকায়।

১১৭. প্রথম লেনদেনটি মি. এমদাদের ব্যবসায়ের জন্য কী ধরনের ব্যয়? (প্রয়োগ)
[ক] মুনাফা জাতীয়
[খ] বিলম্বিত মুনাফা জাতীয়
✅ মূলধন জাতীয়
[ঘ] মূলধনায়িত

১১৮. মি. এমদাদ-এর ব্যবসায়ের জন্য উক্ত ব্যয়ের বহিভর্ূত ব্যয় হবে-
(উচ্চতর দক্ষতা)
i. গাড়িটির আমদানি শুল্ক
ii. গাড়িটির জাহাজ ভাড়া
iii. গাড়িটির সংস্থাপন ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১১৯. যে সকল প্রাপ্তি নিযমিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় তাকে কী বলে? (জ্ঞান)
✅ মুনাফা জাতীয় প্রাপ্তি
[খ] মূলধন জাতীয় প্রাপ্তি
[গ] বিলম্বিত মুনাফা
[ঘ] বিলম্বিত আয়

১২০. মুনাফা জাতীয় প্রাপ্তি কোনটি? (অনুধাবন)
✅ ব্যাংকে জমা টাকার সুদ
[খ] পরিবহন খরচ
[গ] পণ্য ক্রয়
[ঘ] বিজ্ঞাপন খরচ

১২১. মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ নিচের কোনটি? (অনুধাবন)
[ক] জাহাজ ভাড়া
[খ] পরিবহন খরচ
✅ প্রাপ্ত বাড়ি ভাড়া
[ঘ] আসবাবপত্র ক্রয়

SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৪

১২২. ১০% হারে ১,০০,০০০ টাকা বিনিয়োগ করা হলে বিনিয়োগের ওপর অর্জিত সুদ নিচের কোনটি হবে?
 (প্রয়োগ)
[ক] মূলধন জাতীয় প্রাপ্তি
✅ মুনাফা জাতীয় প্রাপ্তি
[গ] মূলধন জাতীয় আয়
[ঘ] মুনাফা জাতীয় ব্যয়

১২৩. মুনাফা জাতীয় প্রাপ্তির যে অংশ বর্তমান হিসাব বছর সংক্রান্ত তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] মুনাফা জাতীয় ব্যয়
[খ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
[গ] মূলধন জাতীয় আয়
✅ মুনাফা জাতীয় আয়

১২৪. শিক্ষানবিস সেলামি প্রাপ্তি কী? (জ্ঞান)
[ক] মূলধন জাতীয় আয়
[খ] মূলধন জাতীয় প্রাপ্তি
[গ] মূলধন জাতীয় ব্যয়
✅ মুনাফা জাতীয় আয়

১২৫. পুরাতন খবরের কাগজ বিক্রয় কিসের উদাহরণ? (অনুধাবন)
[ক] মূলধন জাতীয় আয়
✅ মুনাফা জাতীয় আয়
[গ] নিয়মিত আয়
[ঘ] মূলধন জাতীয় ব্যয়

১২৬. মোট প্রাপ্ত কমিশন ৫৫০ টাকার মধ্যে ৫০ টাকা অগ্রিম হিসাব বছরের হলে চলতি হিসাব বছরে মুনাফা জাতীয় আয় কত? (প্রয়োগ)
[ক] ৪৫০ টাকা
✅ ৫০০ টাকা
[গ] ৪০০ টাকা
[ঘ] ৩৫০ টাকা

১২৭. বিনিয়োগের সুদ বাবদ বর্তমান বছরে ৪৬০ টাকা পাওয়া গেছে। কিন্তু এর মধ্যে ৬০ টাকা আগামী বছর সংক্রান্ত। এক্ষেত্রে মুনাফা জাতীয় আয় কত হবে? (প্রয়োগ)
[ক] ৪৬০ টাকা
[খ] ৬০ টাকা
✅ ৪০০ টাকা
[ঘ] ৫২ টাকা

১২৮. কোন জাতীয় ঋণের সুদকে মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করা হয়? (অনুধাবন)
[ক] প্রাপ্ত ঋণের সুদ
✅ প্রদত্ত ঋণের সুদ
[গ] বন্ধকী ঋণের সুদ
[ঘ] ব্যাংক ঋণের সুদ

১২৯. কোনটি মুনাফা জাতীয় আয় বহিভর্ূত? (অনুধাবন)
[ক] প্রাপ্ত ভাড়া
[খ] প্রাপ্ত বাট্টা
[গ] প্রাপ্ত কমিশন
✅ সম্পত্তি বিক্রয়ের অর্থ

১৩০. কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন? (অনুধাবন)
✅ মূলধনের সুদ
[খ] বিনিয়োগের সুদ
[গ] বিক্রয়
[ঘ] উপভাড়া

১৩১. নিয়মিত আয় বলতে কোনটি বোঝায়? (জ্ঞান)
[ক] মুনাফা জাতীয় প্রাপ্তি
✅ মুনাফা জাতীয় আয়
[গ] মূলধন জাতীয় প্রাপ্তি
[ঘ] মূলধন জাতীয় আয়

১৩২. কোনটি মুনাফা জাতীয় আয়? (জ্ঞান)
✅ মাল বিক্রয়
[খ] বিমা প্রিমিয়াম পরিশোধ
[গ] মাল ক্রয়
[ঘ] গাড়ি বিক্রয়

১৩৩. চলতি বছর বিনিয়োগের সুদ বাবদ ৩,০০০ টাকা পাওয়া গেছে, কিন্তু আরও ৩০০ টাকা পাওনা হয়েছে। এই খাতে বর্তমান বছরের মুনাফা জাতীয় আয় কত হবে? (প্রয়োগ)
[ক] ২,৭০০ টাকা
[খ] ৩,০০০ টাকা
✅ ৩,৩০০ টাকা
[ঘ] ৩,৬০০ টাকা

১৩৪. শিক্ষানবিস সেলামি ৫ বছরের জন্য পাওয়া গেল ৩,০০০ টাকা। এক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (প্রয়োগ)
[ক] মূলধন জাতীয় প্রাপ্তি ৩,০০০ টাকা
[খ] বিলম্বিত মুনাফা জাতীয় আয় ৩,০০০ টাকা
✅ মুনাফা জাতীয় আয় ৬০০ টাকা
[ঘ] মুনাফা জাতীয় প্রাপ্তি ৬০০ টাকা

১৩৫. মিসেস সালমা ২০১৪ সালে ভাড়া বাবদ ৫০,০০০ টাকা পেল, কিন্তু এর মধ্যে ৫,০০০ টাকা পূর্ববর্তী বছরের এবং ২০,০০০ টাকা পরবর্তী বছরে পেল। এক্ষেত্রে তার মুনাফা জাতীয় প্রাপ্তি কত টাকা? (প্রয়োগ)
✅ ২৫,০০০ টাকা
[খ] ৩০,০০০ টাকা
[গ] ৪৫,০০০ টাকা
[ঘ] ৫০,০০০ টাকা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৩৬. মুনাফা জাতীয় প্রাপ্তির বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. এটি নিয়মিত আদায় হয়
ii. এর টাকার অংক বড় হয়
iii. নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৭. মুনাফা জাতীয় প্রাপ্তি- (অনুধাবন)
i. প্রাপ্ত কমিশন
ii. অত্যাধিক বিজ্ঞাপন ব্যয়
iii. পণ্য বিক্রয়লব্ধ অর্থ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[খ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৮. মুনাফা জাতীয় আয়ের উদাহরণ- (অনুধাবন)
i. পণ্য বিক্রয়
ii. সুদ প্রাপ্তি
iii. ভাড়া প্রাপ্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৯. লগ্নির ওপর সুদ বর্তমান বছরে পাওয়া গেল ২,০০০ টাকা কিন্তু এর মধ্যে ৪০০ টাকা আগামী বছর সংক্রান্ত। এখানে- (প্রয়োগ)
i. মুনাফা জাতীয় ব্যয় ২,০০০ টাকা
ii. মুনাফা জাতীয় প্রাপ্তি ২,০০০ টাকা
iii. মুনাফা জাতীয় আয় ১,৬০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪০. মি. সুরেশ এর ব্যবসায় প্রতিষ্ঠানে শিক্ষানবিস সেলিম (৪ বছর) বাবদ ৪,০০০ টাকা পেলেন। উক্তিগুলো প্রযোজ্য হবে- (উচ্চতর দক্ষতা)
i. মুনাফা জাতীয় প্রাপ্তি ৪,০০০ টাকা
ii. মুনাফা জাতীয় প্রাপ্তি ১,০০০ টাকা
iii. মুনাফা জাতীয় আয় ১,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪১. মি. সানজিদ ১০% হারে ৮,০০০ টাকা বিনিয়োগ করেন। কিন্তু বর্তমান বছরে তিনি ১,২০০ টাকা সুদ পান। এক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. মুনাফা জাতীয় প্রাপ্তি ১,২০০ টাকা হবে
ii. মুনাফা জাতীয় আয় ৮০০ টাকা হবে
iii. মুনাফা জাতীয় আয় ১,২০০ টাকা হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪২ ও ১৪৩ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব সেলিম রেজা একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ের জন্য ৮% হারে ৬০,০০০ টাকা ব্যাংক ঋণ গ্রহণ করেন। আবার ১০% হারে ১০,০০০ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন।

১৪২. জনাব সেলিম রেজার ব্যবসায়ের জন্য প্রথম লেনদেনটি কী হিসেবে গণ্য হবে? (প্রয়োগ)
✅ মূলধন জাতীয় প্রাপ্তি
[খ] মূলধন জাতীয় ব্যয়
[গ] মূলধন জাতীয় আয়
[ঘ] মুলধনায়িত ব্যয়

১৪৩. জনাব সেলিম রেজার ব্যবসায়ের জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি হবে- (উচ্চতর দক্ষতা)
i. পণ্য বিক্রয় হতে অর্থ প্রাপ্তি
ii. সঞ্চয়পত্রের উপর সুদ প্রাপ্তি
iii. কমিশন প্রাপ্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

মুনাফা জাতীয় প্রদান / ব্যয়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৪৪. ব্যবসায়ের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] মূলধন জাতীয় প্রদান
[খ] মূলধন জাতীয় ব্যয়
✅ মুনাফা জাতীয় প্রদান
[ঘ] মুনাফা জাতীয় প্রাপ্তি

১৪৫. সম্পদ অর্জিত না হলেও সম্পদ রক্ষণাবেক্ষণে অবদান রাখে কোনটি? (জ্ঞান)
✅ মুনাফা জাতীয় ব্যয়
[খ] মুনাফা জাতীয় আয়
[গ] মুনাফা জাতীয় প্রাপ্তি
[ঘ] মূলধন জাতীয় আয়

১৪৬. মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ কোনটি? (জ্ঞান)
[ক] নতুন পণ্য তৈরির পূর্বের গবেষণা ব্যয়
[খ] জাহাজ ভাড়া
✅ মনিহারি দ্রব্যাদি ক্রয়
[ঘ] স্থায়ী সম্পত্তির পরিবহন খরচ

১৪৭. আগুনে বিনষ্ট পণ্য কোন জাতীয় ব্যয়? (অনুধাবন)
[ক] মূলধন জাতীয় ব্যয়
[খ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
✅ মুনাফা জাতীয় ব্যয়
[ঘ] মোট ব্যয়

১৪৮. ইজারা সম্পত্তির অবচয় কোনটির উদাহরণ? (অনুধাবন)
✅ মুনাফা জাতীয় ব্যয়
[খ] মুনাফা জাতীয় আয়
[গ] মূলধন জাতীয় ব্যয়
[ঘ] মূলধন জাতীয় আয়

১৪৯. কোনটি মুনাফা জাতীয় ব্যয়? (অনুধাবন)
[ক] কমিশন প্রাপ্তি
[খ] প্রাপ্ত ভাড়া
[গ] সুদ প্রাপ্তি
✅ প্রদত্ত কমিশন

১৫০. ইজারা সম্পত্তির বার্ষিক সেলামি কী? (অনুধাবন)
[ক] মুনাফা জাতীয় আয়
✅ মুনাফা জাতীয় ব্যয়
[গ] মূলধন জাতীয় আয়
[ঘ] মূলধন জাতীয় প্রাপ্তি

১৫১. মুনাফা জাতীয় প্রদানের একটি অংশ কী? (জ্ঞান)
[ক] মূলধন জাতীয় ব্যয়
[খ] মূলধন জাতীয় আয়
[গ] মূলধন জাতীয় প্রদান
✅ মুনাফা জাতীয় ব্যয়

১৫২. কোনো সম্পত্তিকে কার্যক্ষম রাখার খরচকে কী বলে? (জ্ঞান)
[ক] মূলধন জাতীয় ব্যয়
✅ মুনাফা জাতীয় ব্যয়
[গ] উৎপাদন খরচ
[ঘ] বিক্রয় সংক্রান্ত খরচ

১৫৩. বিক্রয় পরিবহন মুনাফা জাতীয় ব্যয় হওয়ার কারণ কী? (জ্ঞান)
✅ ইহা ক্ষণস্থায়ী আবর্তক খরচ
[খ] ইহা নিয়মিত ও স্বল্পকালের জন্য
[গ] ইহা ক্ষণস্থায়ী খরচ
[ঘ] ইহা অনিয়মিত ও দীর্ঘকালীন স্থায়ী ব্যয়

১৫৪. কোন হিসাবটি পৌন:পুনিক ও নিয়মিত? (অনুধাবন)
[ক] মূলধন জাতীয় ব্যয়
[খ] মূলধন জাতীয় প্রাপ্তি
[গ] মূলধন জাতীয় দায়
✅ মুনাফা জাতীয় ব্যয়

১৫৫. মুনাফা জাতীয় ব্যয় কোনটি হবে? (অনুধাবন)
[ক] আসবাবপত্র হিসাব
[খ] দালান হিসাব
✅ মাল ক্রয়
[ঘ] সুনামের মূল্য

১৫৬. সম্পত্তির কোন অংশকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়? (অনুধাবন)
✅ যে অংশ ব্যবহার ও অবলোপন করা হয়
[খ] যে অংশ অক্ষত অবস্থায় পড়ে থাকে
[গ] যে অংশ মালিক ব্যবহার করে থাকেন
[ঘ] যে অংশ ব্যবহার ও বিক্রি করা হয়ে থাকে

১৫৭. মি. ফরহাদ একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি ১,৫০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন।

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] মুনাফা জাতীয় আয় ১,৫০,০০০ টাকা
✅ মুনাফা জাতীয় ব্যয় ১,৫০,০০০ টাকা
[গ] মূলধন জাতীয় ব্যয় ১,৫০,০০০ টাকা
[ঘ] মূলধনায়িত ব্যয় ১,৫০,০০০ টাকা

১৫৮. জনাব মাসুদ তার ব্যবসায়ে দালানকোঠার বাৎসরিক মেরামত বাবদ ১৫,০০০ টাকা ব্যয় করেন।

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] মূলধনায়িত ব্যয় ১৫,০০০ টাকা
[খ] মূলধন জাতীয় ব্যয় ১৫,০০০ টাকা
✅ মুনাফা জাতীয় ব্যয় ১৫,০০০ টাকা
[ঘ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ১৫,০০০ টাকা

১৫৯. আগুনে বিনষ্ট পণ্য মুনাফা জাতীয় ব্যয়, এর কারণ কোনটি হতে পারে? (উচ্চতর দক্ষতা)
[ক] ক্ষণস্থায়ী আবর্তক খরচ
✅ ক্ষণস্থায়ী খরচ
[গ] অনিয়মিত খরচ
[ঘ] মূলধনায়িত খরচ

১৬০. কোনটি মুনাফা জাতীয় ব্যয়? (জ্ঞান)
[ক] যন্ত্রপাতি ক্রয়
[খ] যন্ত্রপাতি বসানোর খরচ
✅ যন্ত্রপাতি মেরামত
[ঘ] যন্ত্রপাতি বিক্রয়

১৬১. মি. রহমান তার ব্যবসায়ে ব্যবহারের জন্য এপ্রিল মাসে ৩০০ টাকার কাগজ, কলম ও পিন ক্রয় করলেন। এটি মি. রহমানের প্রতিষ্ঠানের জন্য কোন জাতীয় ব্যয়? (প্রয়োগ)
[ক] অপরিচালন ব্যয়
[খ] প্রত্যক্ষ ব্যয়
[গ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
✅ মুনাফা জাতীয় ব্যয়

১৬২. নিচের কোনটি নিয়মিত খরচ? (জ্ঞান)
[ক] বৈদ্যুতিক সংরক্ষণ
✅ বিমা সেলামি
[গ] ইজারা সম্পত্তি মূল্য
[ঘ] যন্ত্রপাতি ক্রয়

১৬৩. আব্দুল তার ব্যবসায়ে ব্যবহৃত একটি টেবিল ৮০০ টাকায় মেরামত করেন। টেবিলটির মেরামত ব্যয় কোন জাতীয় লেনদেন? (প্রয়োগ)
[ক] মূলধন জাতীয় ব্যয়
[খ] বিলম্বিত মুনাফা জাতীয়
[গ] মূলধনায়িত ব্যয়
✅ মুনাফা জাতীয় ব্যয়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৬৪. মুনাফা জাতীয় ব্যয়- (অনুধাবন)
i. নির্দিষ্ট সময় পর পর নিয়মিত সংঘটিত হয়
ii. সম্পদ রক্ষণাবেক্ষণে অবদান রাখে
iii. স্বল্পসময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৫. মুনাফা জাতীয় ব্যয়ের অন্যতম উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. স্থায়ী সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা
ii. কারবার প্রতিষ্ঠান চালু রাখা
iii. উৎপাদনশীলতা বৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৬. মুনাফা জাতীয় ব্যয়- (অনুধাবন)
i. পৌন:পুনিক ও নিয়মিত
ii. সম্পত্তির আয়ুষ্কাল বৃদ্ধিতে অবদান রাখে না
iii. মুনাফা জাতীয় প্রদান থেকে কম / বেশি হতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৭. মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে- (অনুধাবন)
i. বেতন প্রদান
ii. সুদ প্রদান
iii. পণ্য ক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৮. ব্যবসায়ী জনাব মতিন একটি কাপড়ের দোকানের মালিক। তার ব্যবসায়ের মুনাফা জাতীয় খরচ- (প্রয়োগ)
i. পণ্য সরবরাহের গাড়ি ক্রয়
ii. গাড়ির পেট্রোল ক্রয়
iii. কাপড় ক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৯. জনাব আরজু একটি আসবাবপত্র দোকানের মালিক। তাঁর এ ব্যবসায়ে মুনাফা জাতীয় খরচ- (প্রয়োগ)
i. ফার্নিচার তৈরির জন্য কাঠ ক্রয়
ii. দোকানের ভাড়া প্রদান
iii. কাঠ সরবরাহের জন্য ভ্যানগাড়ি ক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭০. চলতি বছরে মোট ভাড়া ৭৫,০০০ টাকা যার মধ্যে পূর্ববর্তী বছরের ১ মাস বকেয়া এবং পরবর্তী বছরের ২ মাস অগ্রিম পরিশোধ করা হয়েছে। এখানে- (উচ্চতর দক্ষতা)
i. মুনাফা জাতীয় প্রদান ৭৫,০০০ টাকা
ii. মুনাফা জাতীয় ব্যয় ৬০,০০০ টাকা
iii. মুনাফা জাতীয় প্রদান ৭০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭১ ও ১৭২ নং প্রশ্নের উত্তর দাও:
মি. মিলন তার ব্যবসায়ের জন্য ২,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। এটি ব্যবহার উপযোগী করতে আরো ২০,০০০ টাকা সংস্থাপন মজুরি বাবদ ব্যয় হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের প্রসারের নিমিত্তে ৪ বছরের জন্য বিজ্ঞাপন বাবদ ১,০০,০০০ টাকা ব্যয় করেন। তাছাড়া তিনি একটি পিকআপ ভ্যান ক্রয় করেন ৭৫,০০০ টাকায় যা ব্যবসায়ে অন্তর্ভুক্ত।

১৭১. মি. মিলনের ব্যবসায়ে মুনাফা জাতীয় ব্যয় কত? (প্রয়োগ)
[ক] ২,০০,০০০ টাকা
[খ] ১,০০,০০০ টাকা
[গ] ৭৫,০০০ টাকা
✅ ২৫,০০০ টাকা

১৭২. উক্ত ব্যয়ের সাথে সম্পর্কযুক্ত প্রদানটি হিসাবভুক্ত করতে হবে- (উচ্চতর দক্ষতা)
i. চলতি হিসাবকালের সংশ্লিষ্ট হিসাবে
ii. বিগত হিসাবকালের সংশ্লিষ্ট হিসাবে
iii. পরবর্তী হিসাবকালের সংশ্লিষ্ট হিসাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পার্থক্যকরণের প্রয়োজনীয়তা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৭৩. একজন ব্যবসায়ীকে একটি নির্দিষ্ট সময় শেষে লেনদেনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে অন্তত কয়টি বিবরণী প্রস্তুত করতে হয়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৭৪. বিশদ আয় বিবরণীর মাধ্যমে কী নির্ণয় করা হয়? (জ্ঞান)
[ক] সম্পদের পরিমাণ
[খ] দায়ের পরিমাণ
[গ] মালিকানা স্বত্বের পরিমাণ
✅ লাভ-ক্ষতির পরিমাণ

১৭৫. নিচের কোনটি থেকে মালিকের পাওনার পরিমাণ জানা যায়? (জ্ঞান)
[ক] আয় বিবরণী
✅ মালিকানা স্বত্ব বিবরণী
[গ] আর্থিক অবস্থার বিবরণী
[ঘ] দায় বিবরণী

১৭৬. ব্যবসায়ের দায় ও সম্পদের পরিমাণ জানার জন্য নিচের কোনটি প্রস্তুত করতে হয়? (অনুধাবন)
✅ আর্থিক অবস্থার বিবরণী
[খ] আয় বিবরণী
[গ] মালিকানা স্বত্ব বিবরণী
[ঘ] নগদ প্রবাহ বিবরণী

১৭৭. কেন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পার্থক্য করা একান্ত প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)
[ক] উৎপাদনের পরিমাণ নিরূপণের জন্য
[খ] শিক্ষার্থীদের অনুধাবনের সুবিধার জন্য
[গ] প্রতিষ্ঠানের সঠিক আয়তন নিরূপণের জন্য
✅ প্রতিষ্ঠানের সম্পদ ও দায় সম্পর্কিত প্রকৃত অবস্থা জানার জন্য

১৭৮. নিচের কোনটি মালিকের পাওনা? (অনুধাবন)
[ক] বেতন
[খ] দেনাদারের অর্থ
✅ মুনাফা
[ঘ] ভাড়া

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৭৯. প্রতিটি ব্যবসায়ীকে নির্দিষ্ট সময় শেষে জানতে হয়- (অনুধাবন)
i. ব্যবসায়ের লাভ-লোকসান সম্পর্কে
ii. ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে
iii. ব্যবসায়ের সুনাম সম্পর্কে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮০. লেনদেনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে প্রয়োজন হয়- (অনুধাবন)
i. বিশদ আয় বিবরণীর
ii. মালিকানা স্বত্ব বিবরণীর
iii. আর্থিক অবস্থার বিবরণীর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮১. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের মাধ্যমে নির্ণীত হয়- (অনুধাবন)
i. সম্পদের পরিমাণ
ii. দায়ের পরিমাণ
iii. মালিকানা স্বত্বের পরিমাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮২. লেনদেনের সঠিক বিভক্তকরণের ওপর নির্ভর করে- (অনুধাবন)
i. ব্যবসায়ের প্রকৃত লাভ-ক্ষতি জানা
ii. ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানা
iii. ব্যবসায়ের প্রকৃত আয়ুষ্কাল জানা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৮৩. কিসের ভিত্তিতে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] মুনাফা জাতীয় আয়
[খ] মুনাফা জাতীয় ব্যয়
✅ মুনাফা জাতীয় আয় ও ব্যয়
[ঘ] মূলধন জাতীয় আয় ও ব্যয়

১৮৪. কিসের ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] মুনাফা জাতীয় আয়
[খ] মুনাফা জাতীয় ব্যয়
[গ] মুনাফা জাতীয় আয় ও ব্যয়
✅ মূলধন জাতীয় প্রাপ্তি ও ব্যয়

১৮৫. হিসাবরক্ষণে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব কত রকম? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৮৬. (মুনাফা জাতীয় আয়) - (মুনাফা জাতীয় ব্যয়) = ?
(অনুধাবন)
✅ ব্যবসায়ের নিট লাভ
[খ] ব্যবসায়ের নিট দায়
[গ] ব্যবসায়ের মোট লাভ
[ঘ] ব্যবসায়ের মোট ব্যয়

১৮৭. কারবারের নিট লাভ-ক্ষতি নির্ণয় করা অত্যন্ত জরুরি কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] কারবারের আর্থিক-অবস্থা জানার জন্যে
[খ] কারবারের মালিকের মালিকানা স্বত্ব নির্ণয়ের জন্যে
✅ মালিককে অর্জিত লাভের অতিরিক্ত অর্থ গ্রহণ থেকে বিরত রাখার জন্য
[ঘ] কারবারের সঞ্চিতি তহবিল সৃষ্টির জন্যে

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৮৮. বিশদ আয় বিবরণীর অন্তর্ভুক্ত লেনদেন হলো- (অনুধাবন)
i. মুনাফা জাতীয় আয়
ii. মুনাফা জাতীয় ব্যয়
iii. মূলধন জাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৯. ব্যবসায়ের লাভ-ক্ষতির উপর প্রভাব ফেলে- (অনুধাবন)
i. মুনাফা জাতীয় আয়
ii. মূলধন জাতীয় আয়
iii. মুনাফা জাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯০. জনাব নাজমুল প্রতি বছর একটি নির্দিষ্ট সমায়ান্তে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করেন। এই বিবরণী থেকে তিনি জানতে পারেন- (প্রয়োগ)
i. সম্পদের পরিমাণ
ii. মালিকানা স্বত্বের পরিমাণ
iii. উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৯১. মুনাফা প্রকৃতি বিশিষ্ট হওয়া সত্ত্বেও মুনাফা জাতীয় ব্যয়ের ন্যায় স্বল্পমেয়াদি সুবিধা না পেয়ে দীর্ঘমেয়াদি সুবিধা ভোগ করা যায় এরূপ ব্যয়কে কী বলা হয়? (জ্ঞান)
[ক] মুনাফা জাতীয় ব্যয়
✅ বিলম্ব মুনাফা জাতীয় ব্যয়
[গ] মূলধন জাতীয় ব্যয়
[ঘ] মূলধন জাতীয় প্রদান

১৯২. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় থেকে কত মাসের সুবিধা পাওয়া যায়? (জ্ঞান)
[ক] ৩ মাসের অধিক
[খ] ৬ মাসের অধিক
[গ] ৯ মাসের অধিক
✅ ১২ মাসের অধিক

১৯৩. বিজ্ঞাপনের জন্য অত্যধিক ব্যয় কোন ধরনের ব্যয়? (অনুধাবন)
[ক] মুনাফা জাতীয় ব্যয়
✅ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
[গ] মূলধনায়িত ব্যয়
[ঘ] মূলধন জাতীয় ব্যয়

১৯৪. নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়? (অনুধাবন)
✅ প্রাথমিক ব্যয়
[খ] অবচয়সমূহ
[গ] নিট ক্ষতি
[ঘ] বিনিয়োগের সুদ

১৯৫. বাজারে নতুন পণ্য চালু করার বিজ্ঞাপন খরচ কোন ধরনের লেনদেন? (জ্ঞান)
[ক] মূলধন জাতীয় ব্যয়
[খ] মুনাফা জাতীয় ব্যয়
✅ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
[ঘ] মূলত বিক্রয় ব্যয়

১৯৬. মিসেস চৌধুরী ২০১৩ সালে ব্যবসায়ে ৪,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। ২০১৪ সালে তিনি তার ব্যবসায় রামপুরায় স্থানান্তর বাবদ ২,০০,০০০ টাকা ব্যয় করেন। তার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত টাকা? (প্রয়োগ)
✅ ২,০০,০০০ টাকা
[খ] ৪,০০,০০০ টাকা
[গ] ৬,০০,০০০ টাকা
[ঘ] ৭,০০,০০০ টাকা

১৯৭. তীর কোম্পানি থেকে প্রস্তুতকৃত ভোজ্যতেল বাজারে ছাড়ার পূর্বে এর পুষ্টিমান যাচাইয়ে ৫০,০০০ টাকা ব্যয় হলে তা প্রকৃত অনুযায়ী কোন ধরনের ব্যয়? (প্রয়োগ)
[ক] মুনাফা জাতীয়
[খ] মূলধন জাতীয়
✅ বিলম্বিত মুনাফা জাতীয়
[ঘ] মূলধনায়িত

১৯৮. জনাব আমিনুল ইসলাম বিমা সেলামি প্রদান করলেন ১,৫০,০০০ টাকা ১৮ মাসের জন্য, হিসাবকালের প্রথম দিন তার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত? (প্রয়োগ)
[ক] ৭৫,০০০ টাকা
✅ ৫০,০০০ টাকা
[গ] ১,২০,০০০ টাকা
[ঘ] ১,০০,০০০ টাকা

১৯৯. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় উদ্বৃত্ত পত্রের সম্পত্তি পাশে দেখানোর যৌক্তিকতা কোনটি হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] এটির ফলাফল সংশ্লিষ্ট চলতি হিসাবকালে ভোগ করা যায়
✅ এটির ফলাফল সংশ্লিষ্ট চলতি হিসাবকালে আংশিক ভোগ করা যায়
[গ] এটির ফলাফল সংশ্লিষ্ট চলতি হিসাবকালে ভোগ করা যায় না
[ঘ] এটির ফলাফলের কার্যকারিতা সংশ্লিষ্ট হিসাবকালে শেষ হয়ে যায়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২০০. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হলো- (অনুধাবন)
i. কোনো প্রতিষ্ঠান গঠনের প্রাথমিক ব্যয়
ii. নতুন পণ্যের গবেষণা ও পরীক্ষার ব্যয়
iii. বিজ্ঞাপন বাবদ অত্যধিক ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০১. বিজ্ঞাপন খরচ ৫ বছরের জন্য এককালীন পরিশোধ- (অনুধাবন)
i. মূলধন জাতীয় ব্যয়
ii. মুনাফা জাতীয় ব্যয়
iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০২. বিলম্বিত বিজ্ঞাপন আর্থিক বিবরণীতে দেখানো হয় কারণ- (অনুধাবন)
i. এর ফল বর্তমান বছরেই শেষ হয়ে যায়
ii. এর পরিমাণ বেশি হয়ে থাকে
iii. এর ফল বর্তমান বছরে শেষ হয় না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৩. কোনো প্রতিষ্ঠান গঠনের প্রাথমিক ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন হওয়ার কারণ- (অনুধাবন)
i. এটি সাধারণত বড় অঙ্কের হয়ে থাকে
ii. এর ফলাফল চলতি বছরেই নি:শেষ হয় না
iii. এটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ সহায়ক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২০৪. বিজ্ঞাপন খরচ কী ধরনের খরচ? (জ্ঞান)
✅ আবর্তক খরচ
[খ] ক্ষণস্থায়ী খরচ
[গ] অনিয়মিত খরচ
[ঘ] নিয়মিত খরচ

২০৫. বিক্রয় পরিবহন মুনাফা জাতীয় ব্যয় হওয়ার কারণ কোনটি? (অনুধাবন)
✅ ইহা নিয়মিত ও স্বল্পকালীন খরচ
[খ] ইহা আবর্তক খরচ
[গ] ইহা ক্ষণস্থায়ী খরচ
[ঘ] ইহা অপরিচালন খরচ

২০৬. অভিকর কোন জাতীয় ব্যয়? (জ্ঞান)
✅ মুনাফা জাতীয়
[খ] মূলধন জাতীয়
[গ] বিলম্বিত মুনাফা জাতীয়
[ঘ] মূলধনায়িত

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২০৭. বিল্ডিং সম্প্রসারণ ব্যয় মূলধন জাতীয় ব্যয়। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. দীর্ঘমেয়াদি সুবিধা ভোগ করা যায়
ii. নিয়মিত ও স্বাভাবিক আবর্তক
iii. অনিয়মিত ও দীর্ঘকাল স্থায়ী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৮. মি. জুয়েল তার ব্যবসায়ের জন্য ইজারা সম্পত্তির (১০ বছর) মূল্য বাবদ ৩০,০০০ টাকা প্রদান করেন। বর্তমান বছরে ইজারা সম্পত্তির বার্ষিক সেলামি অবলোপন করেন- (প্রয়োগ)
i. মূলধন জাতীয় ব্যয় ৩০,০০০ টাকা
ii. মূলধনায়িত ব্যয় ৩,০০০ টাকা
iii. মুনাফা জাতীয় ব্যয় ৩,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৯. মি. রাশেদ তার ব্যবসায়ের প্রয়োজনে সোনালী ব্যাংক থেকে ১২% হারে ১,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। উপর্যুক্ত তথ্যের আলোকে- (প্রয়োগ)
i. মূলধন জাতীয় আয় ১,০০,০০০ টাকা
ii. মূলধন জাতীয় প্রাপ্তি ১,০০,০০০ টাকা
iii. মূলধন জাতীয় ব্যয় ১২,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১০. লগ্নির ওপর সুদ বর্তমান বছরে পাওয়া গেল ২,০০০ টাকা কিন্তু এর মধ্যে ৪০০ টাকা আগামী বছর সংক্রান্ত।

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
i. মুনাফা জাতীয় ব্যয় ২,০০০ টাকা
ii. মুনাফা জাতীয় প্রাপ্তি ২,০০০ টাকা
iii. মুনাফা জাতীয় আয় ১,৬০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১১. যে খরচের ফলাফল সংশ্লিষ্ট হিসাবকালে শেষ হয়ে যায় তাকে বলে-
[ক] মূলধনজাতীয় খরচ
✅ মুনাফাজাতীয় খরচ
[গ] মোট খরচ
[ঘ] নিট খরচ

২১২. মূলধনজাতীয় প্রাপ্তি কোনটি নির্দেশ করে?
[ক] ব্যবসায় সম্পদ
✅ ব্যবসায়ের দায়-দেনা
[গ] ব্যবসায়ের মুনাফা
[ঘ] মালিকানাস্বত্ব

২১৩. পুরনো আসবাবপত্রের বিক্রয়লব্ধ অর্থ কী?
✅ মূলধন জাতীয় প্রাপ্তি
[খ] মুনাফা জাতীয় আয়
[গ] মুনাফা জাতীয় প্রাপ্তি
[ঘ] মূলধন জাতীয় আয়

২১৪. মেশিন বিক্রয়ের ফলে যে আয় হয় তা কোন ধরনের আয়?
✅ মূলধন জাতীয় আয়
[খ] নিট আয়
[গ] মুনাফা জাতীয় আয়
[ঘ] মোট আয়

২১৫. অনিয়মিত আয়ের উদাহরণ কোনটি?
[ক] প্রাপ্ত বাট্টা
[খ] প্রাপ্ত কমিশন
[গ] মাল বিক্রয়
✅ কোনো সম্পত্তি বিক্রয়ের অর্থ

২১৬. পোশাক ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লবদ্ধ অর্থ কী?
✅ মূলধন জাতীয় প্রাপ্তি
[খ] মূলধন জাতীয় আয়
[গ] মুনাফা জাতীয় আয়
[ঘ] মুনাফা জাতীয় প্রাপ্তি

২১৭. পুরনো আসবাবপত্র বিক্রয়লব্ধ মুনাফা কোন জাতীয় আয়?
[ক] মূলধনজাতীয় প্রাপ্তি
[খ] মুনাফাজাতীয় আয়
[গ] মোট আয়
✅ মূলধনজাতীয় আয়

২১৮. ৬০,০০০ টাকায় মেশিন ক্রয় করে ব্যবহারোপযোগী না হওয়ায় ৭০,০০০ টাকায় বিক্রয় করা হলো- এখানে মূলধনজাতীয় আয় কত?
[ক] ৬০,০০০ টাকা
✅ ১০,০০০ টাকা
[গ] ৭০,০০০ টাকা
[ঘ] ১,৪০,০০০ টাকা

২১৯. বিক্রয় ১,০০,০০০ টাকা। পুরাতন আসবাবপত্র বিক্রয় ২০,০০০ টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা। মালিক কর্তৃক প্রদত্ত মূলধন ১,৫০,০০০ টাকা। এখানে মূলধনজাতীয় প্রাপ্তি কত হবে?
[ক] ৩,২০,০০০ টাকা
[খ] ৩,০০,০০০ টাকা
✅ ২,২০,০০০ টাকা
[ঘ] ১,৭০,০০০ টাকা

২২০. মূলধন জাতীয় ব্যয়ের ফলে সম্পত্তির মূল্য কী হয়?
✅ বাড়ে
[খ] কমে
[গ] মোটেই থাকে না
[ঘ] অপচয় প্রাপ্ত হয়

২২১. নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়?
✅ জমি ক্রয়
[খ] পণ্য বিক্রয়লব্ধ অর্থ
[গ] প্রাপ্ত কমিশন
[ঘ] বিনিয়োগের সুদ

২২২. একটি পুরাতন মেশিন ক্রয় করা হলো। এটি ব্যবহার উপযোগী করার জন্য ৯,০০০ টাকা ব্যয় হলো। এটি কোন জাতীয় ব্যয়?
✅ মূলধন জাতীয়
[খ] মুনাফা জাতীয়
[গ] বিলম্বিত মূলধন জাতীয়
[ঘ] বিলম্বিত মুনাফা জাতীয়

২২৩. প্যাটেন্ট ও ট্রেডমার্ক কোন ধরনের লেনদেন?
✅ মূলধন জাতীয় ব্যয়
[খ] মুনাফা জাতীয় ব্যয়
[গ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
[ঘ] কারবার ব্যয়

২২৪. মূলধনজাতীয় ব্যয়-
✅ অপৌন:পুনিক
[খ] পৌন:পুনিক
[গ] নিয়মিত
[ঘ] বাস্তবে অস্তিত্ব নেই

২২৫. ফ্রিজ ক্রয় কোন জাতীয় ব্যয়?
✅ মূলধনজাতীয় ব্যয়
[খ] কারবারি ব্যয়
[গ] মুনাফাজাতীয় ব্যয়
[ঘ] বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়

২২৬. শিক্ষানবিস সেলামি পাওয়া গেছে ৬,০০০ টাকা (১৫ মাসের জন্য)। এখানে মুনাফাজাতীয় আয় কত?
[ক] ৩,৫০০ টাকা
[খ] ৪,০০০ টাকা
[গ] ৪,৫০০ টাকা
✅ ৪,৮০০ টাকা

২২৭. কোন জাতীয় ব্যয়ের উপযোগিতা পরবর্তী হিসাবকালেও পাওয়া যায়?
[ক] অপরিচালন আয়
[খ] মুনাফাজাতীয় ব্যয়
✅ মূলধনজাতীয় ব্যয়
[ঘ] পরিচালন ব্যয়

২২৮. প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন কোন ধরনের উদাহরণ?
[ক] মুনাফা জাতীয় ব্যয়ের
[খ] মোট ব্যয়ের হিসাব
✅ মুনাফা জাতীয় প্রাপ্তির
[ঘ] মূলধন জাতীয় প্রাপ্তির

২২৯. মুনাফা জাতীয় প্রাপ্তির বর্তমান বছরের অংশকে কী বলা হয়?
[ক] সম্পদ
[খ] দায়
[গ] ব্যয়
✅ আয়

২৩০. শিক্ষানবিস সেলামি পাওয়া গেল ৪,০০০ টাকা যা চার বছরের জন্য প্রাপ্তি। কোনটি সঠিক?
[ক] মূলধন জাতীয় প্রাপ্তি ৪,০০০ টাকা
✅ মুনাফা জাতীয় আয় ১,০০০ টাকা
[গ] মুনাফা জাতীয় আয় ৪,০০০ টাকা
[ঘ] মূলধন জাতীয় আয় ৪,০০০ টাকা

২৩১. কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি?
✅ বিনিয়োগের সুদ
[খ] মূলধন আনয়ন
[গ] সম্পত্তি বিক্রয়ের অর্থ
[ঘ] অর্থ গ্রহণ

২৩২. অন্য তিনটি হতে ভিন্ন কোনটি?
[ক] টেলিফোন বিল
✅ লভ্যাংশ বিল
[গ] বিদ্যুৎ বিল
[ঘ] ক্রয় পরিবহন

২৩৩. কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন?
[ক] বিক্রয়
[খ] বিনিয়োগের সুদ
✅ পুরাতন আসবাবপত্র বিক্রয়
[ঘ] প্রাপ্ত কমিশন

২৩৪. কারবার পরিচালনার জন্য দৈনন্দিন খরচ কোন ধরনের লেনদেন?
[ক] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
[খ] কারবারি ব্যয়
✅ মুনাফা জাতীয় ব্যয়
[ঘ] মূলধন জাতীয় ব্যয়

২৩৫. মুনাফা জাতীয় নিট ক্ষতি কোনটি?
[ক] বকেয়া আয়
[খ] সুদ প্রাপ্তি
[গ] অগ্রিম প্রাপ্ত আয়
✅ অবচয়

২৩৬. কোনটি কারবার প্রতিষ্ঠানকে সচল রাখে?
[ক] মূলধন জাতীয় ব্যয়
✅ মুনাফা জাতীয় ব্যয়
[গ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
[ঘ] মূলধনায়িত ব্যয়

২৩৭. শুভ বিক্রয়ের উদ্দেশ্যে একটি গাড়ি ক্রয় করলেন। এটি কোন জাতীয় লেনদেন?
✅ মুনাফা
[খ] মূলধন
[গ] বিলম্বিত মুনাফা
[ঘ] মূলধনায়িত

২৩৮. কোন জাতীয় ব্যয় বাস্তবে দৃষ্টিগোচর নাও হতে পারে?
✅ মুনাফাজাতীয় ব্যয়
[খ] মূলধনজাতীয় ব্যয়
[গ] বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
[ঘ] মূলধনায়িত

২৩৯. মুনাফাজাতীয় লেনদেনের ক্ষেত্রে-
i. স্বল্পমেয়াদি সুবিধা পাওয়া যায়
ii. টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় হয়
iii. নিয়মিত সংঘটিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪০. মূলধনজাতীয় প্রাপ্তি-
i. পণ্যের জন্য জাহাজ ভাড়া
ii. ব্যাংক থেকে ঋণ গ্রহণ
iii. স্থায়ী সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪১. জনাব ইমন একজন আসবাবপত্রের ব্যবসায়ী। তার ব্যবসায়ের মূলধন জাতীয় প্রাপ্তি হলো-
iii. ব্যাংক থেকে ঋণ গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪২. মূলধনজাতীয় প্রাপ্তি ও আয়ের সম্পর্ক হলো-
i. আয়-প্রাপ্তির একটি অংশ
ii. প্রাপ্তি সর্বদা আয় অপেক্ষা বড়
iii. প্রাপ্তি অপেক্ষা আয় ছোট বা সমান হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৩. ট্রেডমার্ক-
i. মূলধন জাতীয় ব্যয়
ii. ব্যবসায়ের সম্পদ
iii. মুনাফা জাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৪. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের-
i. হিসাবকাল এক বছরের মধ্যে সীমাবদ্ধ
ii. চলতি হিসাবকালের অংশটুকু মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয়
iii. অবশিষ্ট অংশটুকু সাময়িকভাবে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৫. দালান সম্প্রসারণ ব্যয় মুলধনজাতীয় ব্যয়। কারণ-
i. দীর্ঘদিন সুবিধা পাওয়া যায়
ii. অনিয়মিত ও দীর্ঘকাল স্থায়ী
iii. অনিয়মিত ও স্বাভাবিক আবর্তক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৬. আনয়ন ভাড়া ৭,৫০০ টাকা যার মধ্যে ২,৫০০ টাকা নতুন সিমেন্ট মিচকার আনায়নের জন্য প্রণয়ন। এখানে-
i. মুনাফাজাতীয় ব্যয় ৭,৫০০ টাকা
ii. মূলধনজাতীয় ব্যয় ২,৫০০ টাকা
iii. মুনাফাজাতীয় ব্যয় ৫,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৭. যন্ত্রপাতির মেরামত ব্যয়কে মূলধনজাতীয় ব্যয় হিসাবে দেখানো হলে আর্থিক বিবরণীতে এর প্রভাব হবে-
i. সম্পদ বেশি, ব্যয় কম
ii. সম্পদ কম, ব্যয় বেশি
iii. মালিকানাস্বত্ব বেশি, সম্পদ বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৮. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের দ্বারা-
i. একাধিক বছরে সুবিধা পাওয়া যায়
ii. সাময়িকভাবে মূলধনজাতীয় ব্যয়ের ন্যায় লিপিবদ্ধ করা
iii. অল্পদিন সুবিধা পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৯. ৫ বছরের জন্য বিজ্ঞাপন করা হয়েছে ২৫,০০০ টাকা। এখানে-
i. মুনাফাজাতীয় ব্যয় ৫,০০০ টাকা
ii. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় ২০,০০০ টাকা
iii. মূলধনজাতীয় ব্যয় ২০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫০ ও ২৫১ নং প্রশ্নের উত্তর দাও:
বিক্রয় ১,০০,০০০ টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ ৪০,০০০ টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় ২০,০০০ টাকা, কমিশন প্রাপ্তি ৫,০০০ টাকা, মূলধন ৮০,০০০ টাকা।

২৫০. এখানে মূলধনাজাতীয় প্রাপ্তি কত?
[ক] ৬০,০০০ টাকা
✅ ১,৪০,০০০ টাকা
[গ] ১,২৫,০০০ টাকা
[ঘ] ১,২০,০০০ টাকা

২৫১. এখানে মুনাফাজাতীয় আয় কত?
[ক] ১,০০,০০০ টাকা
✅ ১,০৫,০০০ টাকা
[গ] ১,২৫,০০০ টাকা
[ঘ] ১,২০,০০০ টাকা

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫২ - ২৫৪ নং প্রশ্নের উত্তর দাও:
জনি ২,০০,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় করে শুল্ক বাবদ ১০,০০০ টাকা এবং বাহন বাবদ ৫,০০০ টাকা ব্যয় করেন। পরবর্তীতে তিনি যন্ত্রপাতিটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করেন।

২৫২. যন্ত্রপাতি হিসাব কত টাকা লিপিবদ্ধ করতে হবে?
[ক] ২,৫০,০০০
✅ ২,১৫,০০০
[গ] ২,১০,০০০
[ঘ] ২,০৫,০০০

২৫৩. মূলধনজাতীয় প্রাপ্তির পরিমাণ কত?
✅ ২,৫০,০০০
[খ] ২,১৫,০০০
[গ] ২,২০,০০০
[ঘ] ২,০৫,০০০

২৫৪. মূলধনজাতীয় আয়ের পরিমাণ কত?
[ক] ২,৫০,০০০
[খ] ৫০,০০০
✅ ৩৫,০০০
[ঘ] ১৫,০০০
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide