৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
হিসাববিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়
লেনদেন
Class 9-10 Accounting MCQ Question and Answer. SSC Accounting MCQ Question and Answer for SSC Exam Preparation. SSC Hisab Biggan mcq Proshno Uttor. Hisab Biggan MCQ Question and Answer.
Accounting
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
📚 পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি ✍️
● লেনদেনের ধারণা
ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় জগতে বিভিন্ন ধরনের ঘটনা উদ্ভব হলেও অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই সমস্ত ঘটনাকেই লেনদেন হিসাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান অর্থাৎ দেয়া ও নেয়া ইংরেজিতে যাকে বলা হয় give and take। সংঘটিত প্রতিটি ঘটনায় একাধিক পক্ষ জড়িত থাকে। এক পক্ষ সুবিধা গ্রহণ এবং অন্যপক্ষ সুবিধা প্রদান করে। সুতরাং বলা যায়, কোনো দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হলে লেনদেনের সৃষ্টি হয়।
● লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য
▣ লেনদেন হতে হলে ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে।
▣ কোনো ঘটনা তখনই লেনদেন হিসেবে গণ্য হবে যখন তার দ্বারা ব্যবসায় বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হবে।
▣ প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে। একপক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্যপক্ষ সুবিধা প্রদান করবে।
▣ প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা হবে।
▣ দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় ধরনের লেনদেন হতে পারে।
▣ ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তা লেনদেন বলে গণ্য হবে। যেমন: অনাদায়ী পাওনা সঞ্চতি, বাট্টা সঞ্চিতি ইত্যাদি।
▣ প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করে। হিসাব সমীকরণ হলো: সম্পদ = দায় + মালিকানা স্বত্ব।
● হিসাব সমীকরণ
কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ, মালিকানা স্বত্ব ও বহির্দায়ের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকেই হিসাব সমীকরণ বলা হয়।
● হিসাব সমীকরণ বিশ্লেষণ
A= L + E
এখানে,
A = Assets (সম্পদসমূহ)
L = Liabilities (দায়সমূহ)
E = Equity (মালিকানা স্বত্ব)
সম্পদ: সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়।
দায়: দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হয়। অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিই হচ্ছে দায়।
মালিকানা স্বত্ব: মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা স্বত্ব। মালিকানা স্বত্বকে চারটি উপাদান অর্থাৎ মালিকের বিনিয়োগ, রেভিনিউ বা আয়, উত্তোলন এবং ব্যয় বা খরচ প্রভাবিত করে।
সুতরাং, হিসাব সমীকরণটিকে বর্ধিত করলে পাওয়া যায়,
সম্পদ = দায় + মূলধন + রেভিনিউ বা আয় - ব্যয় - উত্তোলন
অর্থাৎ A = L + (C + R - E - D)
এখানে,
A = Assets (সম্পদসমূহ)
R = Revenue (রেভিনিউ বা আয়)
L = Liabilities (দায়সমূহ)
E = Expenses (খরচ বা ব্যয়)
C = Capital (মূলধন)
D = Drawings (উত্তোলন)
● হিসাব সমীকরণে ব্যবসায়িক লেনদেনের প্রভাব
কোনো ঘটনা লেনদেন হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে পাঁচভাবে প্রভাবিত করে থাকে। যথা:
১. মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা স্বত্ব বাড়বে।
২. মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা স্বত্ব কমবে।
৩. একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে।
৪. মালিকানা স্বত্ব বাড়লে মোট দায় কমবে।
৫. মালিকানা স্বত্ব কমলে মোট দায় বাড়বে।
● ব্যবসায়িক লেনদেনের উৎস এবং তদ্সংক্রান্ত দলিলপত্রাদি
প্রতিটি লেনদেনের সমর্থনে এক বা একাধিক প্রমাণপত্র থাকে। লেনদেনের সত্যতা নিশ্চিত করতে এ সকল প্রমাণপত্র ব্যবহার করা হয়।
চালান: চালান হচ্ছে পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা চালান যথাযথভাবে প্রস্তুত করে তার এক কপি ক্রেতাকে মালের সাথে প্রেরণ করে। চালানে ক্রেতার নাম ও ঠিকানা, মালের পরিমাণ, মালের বিবরণ, মালের মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে। এই চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা লেখা হয়।
ভাউচার: আয় ও ব্যয় সংক্রান্ত লেনদেনের হিসাব লিপিবদ্ধ করার জন্য যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে ভাউচার বলে। ভাউচার দুই প্রকার। ক. ডেবিট ভাউচার ও খ. ক্রেডিট ভাউচার।
ক. ডেবিট ভাউচার: পণ্য ক্রয় ও বিভিন্ন খরচ লিপিবদ্ধের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় তাকে ডেবিট ভাউচার বলে।
খ. ক্রেডিট ভাউচার: পণ্য বিক্রয় ও বিভিন্ন আয় লিপিবদ্ধের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় তাকে ক্রেডিট ভাউচার বলে।
ক্যাশমেমো: নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশমেমো ব্যবহার করা হয়। তিন প্রস্থে ক্যাশমেমো তৈরি করা হয়। প্রথম প্রস্থ ক্রেতাকে দেয়া হয়, দ্বিতীয় প্রস্থ বিক্রয় প্রতিষ্ঠানের হিসাব বিভাগে, তৃতীয় প্রস্থ বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে সংরক্ষিত থাকে।
ডেবিট নোট: ধারে ক্রয়কৃত পণ্য কোনো কারণবশত বিক্রেতার নিকট ফেরত পাঠানো হলে উক্ত ফেরত পণ্যের বিবরণ, মূল্য এবং ফেরত পাঠানোর কারণ উল্লেখ করে ক্রেতা বিক্রেতার নিকট যে চিঠি পাঠায় তাকে ডেবিট নোট বলে।
ক্রেডিট নোট: ধারে বিক্রয়কৃত পণ্য কোনো কারণবশত ক্রেতার নিকট ফেরত আসলে উক্ত ফেরত পণ্যের পূর্ণ বিবরণ, মূল্য এবং ফেরত পাঠানোর কারণ উল্লেখ করে বিক্রেতা ক্রেতার নিকট যে চিঠি পাঠায় তাকে ক্রেডিট নোট বলে। অর্থাৎ ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে ক্রেডিট নোট প্রস্তুত করা হয়।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোনটি ব্যবসায়ের জন্য শুধুমাত্র একটি ঘটনা?
[ক] জামালের নিকট হতে ধারে পণ্য ক্রয় ২,০০০ টাকা
[খ] পলাশের নিকট ৬,০০০ টাকা পণ্য বিক্রয়
✅ তানিয়ার নিকট ২,০০০ টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান
[ঘ] পলাশ ২,৫০০ টাকার পণ্য ফেরত দিল
২. লেনদেন সংক্রান্ত ঘটনা-
i. দৃশ্যমান হতে পারে
ii. অদৃশ্যমান হতে পারে
iii. কখনই দৃশ্যমান নয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩. ডেবিট নোট ব্যবহৃত হয়-
✅ ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে
[খ] ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য
[গ] নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে
[ঘ] নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য
৪. A = L + E সমীকরণটির E উপাদানটি কি নির্দেশ করে?
[ক] সম্পদ
✅ মালিকানা স্বত্ব
[গ] দায়
[ঘ] মুনাফা
নিচের তথ্য থেকে ৫, ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব মনির হোসেন ১ জানুয়ারি ২০১৪ তারিখে ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। দীপক এর নিকট বিক্রয়কৃত ১০,০০০ টাকার পণ্যের মধ্যে ৩,০০০ টাকার পণ্য ফেরত এসেছে। তিনি ব্যক্তিগত ভাবে একটি স্কুলে ২,০০০ টাকা অনুদান দিলেন।
৫. ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করায় হিসাব সমীকরণের কোন উপাদানে প্রভাব পড়বে?
[ক] সম্পদে
[খ] দায়ে
[গ] সম্পদ ও দায়ে
✅ সম্পদ ও মালিকানা স্বত্বে
৬. দীপক এর নিকট থেকে বিক্রিত পণ্য ফেরত আসায় জনাব মনির যে নোট প্রস্তুত করেন তা হলো-
[ক] ডেবিট নোট
✅ ক্রেডিট নোট
[গ] প্রাপ্য নোট
[ঘ] প্রদেয় নোট
৭. স্কুলে ২,০০০ টাকা অনুদান দেয়ায় ব্যবসায় পরিবর্তন হবে-
[ক] সম্পদ কমবে
[খ] মূলধন কমবে
[গ] সুনাম বাড়বে
✅ ব্যবসায় কোন প্রভাব পড়বে না
৮. ‘ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন’-এই লেনদেনের ফলে হিসাব সমীকরণে-
i. A উপাদান হ্রাস পাবে
ii. L উপাদান হ্রাস পাবে
iii. E উপাদান হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯. কোনটি ভুল? লেনদেনের দ্বারা-
i. মোট সম্পদ হ্রাস পেলে, মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
ii. মোট সম্পদ বৃদ্ধি পেলে, মোট দায় হ্রাস পাবে
iii. একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০. কোনটি সঠিক?
[ক] A = L - E
✅ E = A - L
[গ] L = A + E
[ঘ] A + L = E
১১. নগদে পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
[ক] ডেবিট নোট
[খ] ক্রেডিট নোট
[গ] ক্যাশমেমো
✅ চালান
১২. ব্যবসায়ের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবী কী?
✅ দায়
[খ] সম্পদ
[গ] আয়
[ঘ] মালিকানা স্বত্ব
১৩. বিক্রেতার নিকট চালান কী নামে অভিহিত হয়?
✅ বহি:চালান
[খ] আন্ত:চালান
[গ] ডেবিট নোট
[ঘ] ক্রেডিট নোট
১৪. ব্যবসায়ে মালিকানা স্বত্ব বৃদ্ধির কারণ কোনটি?
[ক] আয়কর
[খ] জীবন বীমার প্রিমিয়াম
[গ] উত্তোলন
✅ সাধারণ সঞ্চিতি
১৫. ‘প্রতিটি লেনদেনেই দু’টি পক্ষ থাকতে হবে’-এটি লেনদেনের কোন বৈশিষ্ট্য?
[ক] দৃশ্যমানতা
[খ] স্বয়ংসম্পূর্ণ
✅ দ্বৈতসত্তা
[ঘ] স্বতন্ত্র
১৬. সঠিক সমীকরণ কোনটি?
✅ A = L + (C + R - E - D)
[খ] A = C + (L + R - E - D)
[গ] A = C + (L + E - R - D)
[ঘ] A = L + (C + R + E - D)
১৭. ক্রয় ফেরতের জন্য তৈরি করা হয়-
✅ ডেবিট নোট
[খ] ক্রেডিট নোট
[গ] ডেবিট ভাউচার
[ঘ] ক্রেডিট ভাউচার
১৮. ক্রেডিট নোটের মাধ্যমে কার হিসাবকে ক্রেডিট করা হয়?
✅ ক্রেতার
[খ] পাওনাদার
[গ] বিক্রেতার
[ঘ] সরবরাহকারীর
১৯. বেতন প্রদান-এর প্রামাণ্য দলিল কোনটি?
[ক] প্রদেয় বিল
[খ] বেতন প্রদান রশিদ
[গ] ক্রেডিট ভাউচার
✅ ডেবিট ভাউচার
২০. ডেবিট নোট তৈরি করেন কে?
✅ ক্রেতা
[খ] পাওনাদার
[গ] সরবরাহকারী
[ঘ] বিক্রেতা
২১. নিচের কোনটি সঠিক?
✅ E = C + R - E - D
[খ] E = C - R + E + D
[গ] E = C - R - E + D
[ঘ] E = C - R + E - D
২২. সরকারের আয়ের উৎস কোনটি?
[ক] বেতন
[খ] বাড়িভাড়া
[গ] অফিস ভাড়া
✅ ভ্যাট
২৩. A = L + E সমীকরণটির L উপাদানটি নির্দেশ করে-
[ক] সম্পদ
✅ দায়
[গ] ক্ষতি
[ঘ] মালিকানা স্বত্ব
২৪. লেনদেন বলতে কী বুঝায়?
[ক] দেনা-পাওনা
[খ] একটি হিসাব
[গ] পণ্য হিসাব
✅ অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা
২৫. ভাউচার কী?
✅ লেনদেনের প্রমাণপত্র
[খ] হিসাবের বই
[গ] ক্রেতার বিবরণ
[ঘ] বিক্রেতার বিবরণ
২৬. কোনটি হিসাব সমীকরণের সঠিক গঠন?
[ক] C + 1
[খ] A - L = E
[গ] A - E = L + C
✅ A = L + E
২৭. ক্যাশ মেমোর মুলকপি কাকে দেওয়া হয়?
✅ ক্রেতাকে
[খ] বিক্রেতাকে
[গ] বাহককে
[ঘ] দেনাদারকে
২৮. ‘স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র’ কীসের বৈশিষ্ট্য?
✅ লেনদেন
[খ] জাবেদা
[গ] খতিয়ান
[ঘ] হিসাব
২৯. ক্রেডিট নোট কে প্রস্তুত করেন?
[ক] হিসাবরক্ষক
[খ] ক্যাশিয়ার
✅ বিক্রেতা
[ঘ] ক্রেতা
৩০. হিসাব তথ্যাবলি প্রতিষ্ঠানের কোন কাজটিতে সাহায্য করে?
[ক] মুনাফা অর্জনে
✅ সিদ্ধান্ত গ্রহণে
[গ] মূলধন সংগ্রহে
[ঘ] সুনাম অর্জনে
৩১. ধারে পণ্য ক্রয়-বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি?
[ক] ডেবিট ভাউচার
[খ] ক্রেডিট ভাউচার
✅ চালান
[ঘ] ক্যাশমেমো
৩২. ক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য কোন দলিল ব্যবহৃত হয়?
[ক] ক্রেডিট ভাউচার
[খ] ডেবিট ভাউচার
✅ ডেবিট নোট
[ঘ] ক্রেডিট নোট
৩৩. A = L + E সমীকরণটির E উপাদানটি নির্দেশ করে-
[ক] সম্পদ
✅ মালিকানা স্বত্ব
[গ] দায়
[ঘ] মুনাফা
৩৪. নগদ মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য ব্যবহৃত হয় কোনটি?
✅ ক্যাশমেমো
[খ] চালান
[গ] ডেবিট নোট
[ঘ] ক্রেডিট নোট
৩৫. ‘ঋণগ্রহণ ৫০,০০০ টাকা’-এর দ্বারা ব্যবসায়ের কী পরিবর্তিত হয়েছে?
[ক] দায় ও ব্যয়
✅ সম্পদ ও ব্যয়
[গ] আয় ও দায়
[ঘ] সম্পদ ও আয়
৩৬. বাকীতে পণ্য ক্রয়ের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাবিত হয়েছে-
i. A বৃদ্ধি
ii. L বৃদ্ধি
iii. E হ্রাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৭. লেনদেন সংক্রান্ত ঘটনা-
i. সর্বদা দৃশ্যমান
ii. কখনও দৃশ্যমান নয়
iii. দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i ও ii
৩৮. “ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন” দ্বারা হিসাব সমীকরণে-
i. A উপাদান হ্রাস পাবে
ii. L উপাদান হ্রাস পাবে
iii. E উপাদান হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
লেনদেনের ধারণা
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
৩৯. হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে কোন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ? (জ্ঞান)
[ক] ঘটনা
✅ লেনদেন
[গ] টাকা
[ঘ] শুদ্ধতা
৪০. হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটি গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন)
[ক] লেনদেনের ফলে সম্পদ বৃদ্ধি পায় বলে
✅ শুধুমাত্র লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় বলে
[গ] প্রতিদিন অসংখ্য লেনদেন সংঘটিত হয় বলে
[ঘ] প্রতিটি লেনদেন ঘটনা নয় বলে
৪১. লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কোনটি? (জ্ঞান)
[ক] আদান ও প্রদান
✅ গ্রহণ ও প্রদান
[গ] সুবিধা ও অসুবিধা
[ঘ] দাতা ও গ্রহীতা
৪২. ব্যবসায় জগতের সমস্ত ঘটনাকে লিপিবদ্ধ করা হয় না কেন? (অনুধাবন)
[ক] কিছু কিছু ঘটনা গুরুত্বহীন বলে
[খ] লিপিবদ্ধকরণের জটিলতার কারণে
✅ সকল ঘটনা লেনদেন নয় বলে
[ঘ] পর্যাপ্ত সময়ের অভাবের কারণে
৪৩. আদিকালে প্রাত্যহিক জীবনের প্রয়োজন মিটানোর উপায় কী ছিল? (জ্ঞান)
[ক] পণ্য উৎপাদন
[খ] পণ্য ক্রয়-বিক্রয়
✅ পণ্য বিনিময়
[ঘ] পণ্য সংগ্রহ
৪৪. প্রতিষ্ঠানের কোন অবস্থার পরিবর্তনে লেনদেনের জন্ম হয়? (জ্ঞান)
✅ আর্থিক
[খ] অনার্থিক
[গ] সামাজিক
[ঘ] রাজনৈতিক
৪৫. যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] ক্রয়
✅ লেনদেন
[গ] সেবা
[ঘ] বিক্রয়
৪৬. ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পেতে কোন ঘটনাগুলোকে লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়? (জ্ঞান)
✅ অর্থ সম্পর্কিত ঘটনা
[খ] সকল দৃশ্যমান ঘটনা
[গ] সমস্ত ঘটনা
[ঘ] দৃশ্যমান ও অদৃশ্যমান ঘটনা
৪৭. নিচের কোনটি হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] দৃশ্যমান ঘটনা
[খ] গুরুত্বপূর্ণ ঘটনা
[গ] অদৃশ্যমান ঘটনা
✅ আর্থিক ঘটনা
৪৮. প্রতিটি লেনদেন কিসের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে? (জ্ঞান)
[ক] টাকা
[খ] অঙ্কের
✅ অর্থের
[ঘ] সময়ের
৪৯. প্রতিটি লেনদেনের কয়টি কক্ষ থাকে? (জ্ঞান)
[ক] দুইটি
[খ] তিনটি
✅ একাধিক
[ঘ] অগণিত
৫০. হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কী? (অনুধাবন)
✅ লেনদেন
[খ] হিসাব
[গ] চালান
[ঘ] ভাউচার
৫১. মানুষ সুপ্রাচীনকাল থেকে দৈনন্দিন জীবনে কিসের প্রয়োজনীয়তা অনুভব করে আসছে? (জ্ঞান)
✅ হিসাব ব্যবস্থা
[খ] অর্থ ব্যবস্থা
[গ] আইন ব্যবস্থা
[ঘ] ভূমি ব্যবস্থা
৫২. দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম বিনিময়ের ফলে কী সৃষ্টি হয়? (অনুধাবন)
[ক] ব্যবসায়িক সম্পর্ক
✅ ব্যবসায়িক লেনদেন
[গ] ব্যবসায়িক সমৃদ্ধি
[ঘ] ব্যবসায়িক পরিবর্তন
৫৩. টাকাপয়সা ও জিনিসপত্র আদান-প্রদানের ফলে সংশ্লিষ্ট পক্ষের কোন অবস্থার পরিবর্তন ঘটে? (অনুধাবন)
[ক] ব্যক্তিগত
[খ] পারিবারিক
[গ] সামাজিক
✅ আর্থিক
৫৪. কাদের মাধ্যমে লেনদেনের সৃষ্টি হয়? (অনুধাবন)
[ক] দানকারী ও প্রদানকারী
[খ] গ্রহণকারী ও আদানকারী
[গ] প্রতিষ্ঠান ও গ্রহণকারী
✅ গ্রহণকারী ও প্রদানকারী
৫৫. প্রিন্ট ট্রেডার্স ১৫,০০০ টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করলো এবং ১০,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দিলো। উল্লিখিত দুটি ক্ষেত্রেই কিসের উৎপত্তি হলো? (প্রয়োগ)
✅ ঘটনা
[খ] দ্বৈত স্বত্বার
[গ] লেনদেনের
[ঘ] জাবেদার
৫৬. অদৃশ্য আর্থিক ঘটনাগুলো কী? (জ্ঞান)
[ক] ঘটনা
✅ লেনদেন
[গ] সম্ভাব্য লেনদেন
[ঘ] হিসাব বহির্ভুত
৫৭. ব্যবসায় প্রতিষ্ঠানে যে সমস্ত দৈনন্দিন ঘটনা ঘটে সেগুলোকে লেনদেনের কী বলে? (জ্ঞান)
[ক] দলিল
[খ] উপকরণ
✅ উৎস
[ঘ] বৈশিষ্ট্য
৫৮. “৫০,০০০ টাকার বই ক্রয়ের ফরমায়েশ দেওয়া হলো।” উক্ত ঘটনাটি লেনদেন না হওয়ার কারণ কী? (অনুধাবন)
[ক] অর্থের অংকে পরিমাপযোগ্য নয়
✅ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি
[গ] আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে
[ঘ] দুটি পক্ষ বিদ্যমান নয়
৫৯. ‘জনি শাড়ি ক্রয়ের জন্যে দিলরুবাকে ১০,০০০ টাকা দিলো’ এখানে জনির ভূমিকা কীরূপ? (অনুধাবন)
[ক] সুবিধা গ্রহণকারী
✅ সুবিধা প্রদানকারী
[গ] স্বত্বাধিকারী
[ঘ] ঋণ প্রদানকারী
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
৬০. ঘটনা সম্পর্কে যুক্তিসংগত বিষয় হলো- (অনুধাবন)
i. ঘটনা আর্থিক হতে পারে
ii. ঘটনা লেনদেন হতেও পারে নাও হতে পারে
iii. লেনদেন ঘটনার উৎস
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬১. “জনাব বেলাল ৫,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন।” এই ঘটনাটি লেনদেন হওয়ার কারণ- (অনুধাবন)
i. আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে
ii. ঘটনাটি অর্থের দ্বারা পরিমাপযোগ্য
iii. এতে দুইটি পক্ষ বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬২. জনাব অসীম একজন ফলের ব্যবসায়ী। ২০১৫ সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ে কর্মীদের বেতন বাবদ মোট খরচ হয় ৩৫,০০০ টাকা, যার ১৫,০০০ টাকা প্রদান করা হয়। উল্লিখিত লেনদেনে- (উচ্চতর দক্ষতা)
i. তিনটি পক্ষ বিদ্যমান
ii. বেতন, নগদ ও দায় বিদ্যমান
iii. ব্যয় ও দায়ের বৃদ্ধি ঘটেছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৩ ও ৬৪ নং প্রশ্নের উত্তর দাও:
লিয়াকত হোসেন ৩০,০০০ টাকা নগদ এবং ১৫,০০০ টাকার মজুদ পণ্য নিয়ে ব্যবসায় শুরু করলেন। তিনি ৭,০০০ টাকার পণ্য বিক্রয়ের ফরমায়েশ পেলেন। ফরমায়েশ অনুযায়ী পণ্য সরবরাহের জন্য তিনি হুমায়ুন সাহেবের নিকট থেকে ধারে ৫,০০০ টাকার পণ্য ক্রয় করলেন।
৬৩. লিয়াকত হোসেনের ব্যবসায় প্রতিষ্ঠানের কোন ঘটনাটি লেনদেন নয়? (প্রয়োগ)
[ক] নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন
✅ পণ্য বিক্রয়ের ফরমায়েশ গ্রহণ করলেন
[গ] মজুদ পণ্য নিয়ে ব্যবসায় শুরু করলেন
[ঘ] ধারে পণ্য ক্রয় করলেন
৬৪. উক্ত ঘটনাটি লেনদেন বলে গণ্য না হওয়ার কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
ii. আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি
iii. হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করেনি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
৬৫. ‘প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়’- একে কী বলা হয়? (জ্ঞান)
[ক] লেনদেনের সুবিধা
[খ] ঘটনার সুবিধা
✅ লেনদেনের বৈশিষ্ট্য
[ঘ] ঘটনার বৈশিষ্ট্য
৬৬. ঘটনা ও লেনদেন সম্পর্কে কোন বিবরণটি ভুল? (জ্ঞান)
[ক] সকল লেনদেন ঘটনা
✅ সকল ঘটনাই লেনদেন
[গ] লেনদেন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়
[ঘ] সকল লেনদেনে দ্বৈতস্বত্বা অপরিহার্য
৬৭. কোনটি লেনদেনের বৈশিষ্ট্য বহির্ভুত? (অনুধাবন)
[ক] অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
[খ] স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
[গ] অদৃশ্যমান লেনদেন
✅ ব্যয় নিয়ন্ত্রণ
৬৮. ‘বেক্সিমকো ফার্মা’ এন্ড কোং এর হিসাবরক্ষক যার মাসিক বেতন ছিল ৫০,০০০ টাকা। তিনি অফিসে আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। এতে ব্যবসায়ের বিরাট ক্ষতি হওয়া সত্ত্বেও এটি কোনো লেনদেন নয় কেন? (প্রয়োগ)
[ক] ম্যানেজার কোনো পণ্য নয় বলে
[খ] এটি ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত নয় বলে
[গ] এটি একটি স্বাভাবিক দুর্ঘটনা বলে
✅ এটি টাকায় পরিমাপযোগ্য নয় বলে
৬৯. লেনদেন সর্বদা কীসের পরিবর্তন আনে? (অনুধাবন)
[ক] মোট সম্পত্তির
[খ] মোট দায়ের
[গ] মোট মুনাফার
✅ আর্থিক অবস্থার
৭০. প্রিন্ট ট্রেডার্স ৩৫,০০০ টাকা মূল্যের পণ্য সরবরাহের জন্য তার একজন বিক্রেতার নিকট ফরমায়েশ প্রদান করে। এটি লেনদেন নয় কেন? (প্রয়োগ)
[ক] এটি একটি ঘটনা
[খ] এতে দুটি পক্ষ জড়িত নেই
[গ] এটি অর্থের পরিমাপ অযোগ্য
✅ এতে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি
৭১. লেনদেনের দ্বৈতস্বত্বা বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] একটি পক্ষ
[খ] দু’বার হিসাব লিখন
✅ দুটি পক্ষ
[ঘ] দু’তরফা দাখিলা পদ্ধতি
৭২. ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনগুলোর ধরন কিরূপ? (জ্ঞান)
✅ প্রত্যেকটি স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
[খ] একে অপরের উপর নির্ভরশীল ও পরস্পর সম্পর্কযুক্ত
[গ] একটি অপরটির উপর কখনও কখনও নির্ভরশীল
[ঘ] প্রত্যেকটি সর্বদা দৃশ্যমান
৭৩. ১০,০০০ টাকার ধান ধারে ক্রয় করে ১০ দিন পর টাকা প্রদান করা হলো। এখানে ধারে ক্রয় একটি লেনদেন এবং টাকা প্রদান আরেকটি লেনদেন। এটি লেনদেনের কোন বৈশিষ্ট্যকে প্রকাশ করে? (প্রয়োগ)
[ক] দ্বৈতস্বত্বা
[খ] দৃশ্যমানতা
✅ স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
[ঘ] আর্থিক অবস্থার পরিবর্তন
৭৪. প্রতিটি লেনদেনকে কী হতে হবে? (জ্ঞান)
[ক] দৃশ্যমান
[খ] গুরুত্বপূর্ণ
✅ স্বয়ংসম্পূর্ণ
[ঘ] ঐতিহাসিক
৭৫. কোনটিকে আন্ত:লেনদেন হিসেবে চিহ্নিত করা যায়? (অনুধাবন)
[ক] বেতন বাবদ ব্যয়
[খ] ধারে পণ্য ক্রয়
✅ যন্ত্রপাতির অবচয় ধার্য করা
[ঘ] অনাদায়ী পাওনা
৭৬. মেশিনের অবচয় ধার্য করা হলো ৫,০০০ টাকা। এটি কোন ধরনের লেনদেন? (প্রয়োগ)
[ক] বকেয়া
[খ] দৃশ্যমান
[গ] নগদ
✅ অদৃশ্যমান
৭৭. যে সকল ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলো কী ধরনের ঘটনা? (জ্ঞান)
[ক] আর্থিক
✅ ঐতিহাসিক
[গ] গুরুত্বপূর্ণ
[ঘ] দৃশ্যমান
৭৮. ভবিষ্যতে ঘটতে পারে এমন আর্থিক ঘটনাকে কী বলা হয়? (জ্ঞান)
✅ লেনদেন
[খ] ব্যবসায়ের ভাষা
[গ] ভবিষ্যৎ ঘটনা
[ঘ] অদৃশ্যমান ঘটনা
৭৯. প্রতিটি লেনদেন কোথায় প্রভাব বিস্তার করে? (জ্ঞান)
[ক] ক্রয় হিসাবে
[খ] বিশদ আয় বিবরণীতে
[গ] আর্থিক অবস্থার বিবরণীতে
✅ হিসাব সমীকরণে
৮০. কোনো ঘটনা লেনদেন কিনা তা কীভাবে যাচাই করা যায়? (অনুধাবন)
[ক] অর্থের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে
✅ হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে
[গ] সংশ্লিষ্ট পক্ষসমূহের সংখ্যা নির্ণয়ের মাধ্যমে
[ঘ] অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণের মাধ্যমে
৮১. কোনটি প্রকৃত হিসাব সমীকরণ? (জ্ঞান)
✅ সম্পদ = দায় + মালিকানা স্বত্ব
[খ] সম্পদ = দায় - মালিকানা স্বত্ব
[গ] মালিকানা স্বত্ব = সম্পদ - দায়
[ঘ] মালিকানা স্বত্ব = দায়
৮২. সেবা প্রদান করে ১০,০০০ টাকা অর্জিত হলো, যার ৫,০০০ টাকা নগদে পাওয়া গেল। হিসাব সমীকরণে এর প্রভাব কী? (অনুধাবন)
[ক] সম্পত্তি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি ৫,০০০ টাকা
[খ] সম্পত্তি বৃদ্ধি ১০,০০০ টাকা, মালিকানা স্বত্ব বৃদ্ধি ৫,০০০ টাকা
[গ] সম্পত্তি বৃদ্ধি ৫,০০০ টাকা, মালিকানা স্বত্ব বৃদ্ধি ১০,০০০ টাকা
✅ সম্পত্তি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি ১০,০০০ টাকা
৮৩. কোনটি কারবারি লেনদেন বহির্ভুত? (অনুধাবন)
✅ পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান ২,০০০ টাকা
[খ] বাকিতে পণ্য ক্রয় ২,০০০ টাকা
[গ] নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা
[ঘ] অনাদায়ী পাওনা লেখা হলো ৫০০ টাকা
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
৮৪. লেনদেনের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে
ii. একাধিক পক্ষ জড়িত থাকবে
iii. দৃশ্যমান-অদৃশ্যমান উভয়ই হতে পারে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৫. লেনদেন সৃষ্টি হয়- (অনুধাবন)
i. আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে
ii. সুবিধা গ্রহণকারী ও প্রদানকারী পক্ষ একত্রিত হলে
iii. দুটি ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হলে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৬. লেনদেনের ক্ষেত্রে বহির্ভুত থাকে- (অনুধাবন)
i. পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান
ii. পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়া
iii. চাকরির নিয়োগপত্র প্রদান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৭. অর্থের দ্বারা পরিমাপযোগ্য হওয়া সত্ত্বেও কোন ঘটনা লেনদেন না হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. ঘটনাটি দৃশ্যমান নয়
ii. দুটি পক্ষ বা হিসাবখাত নেই
iii. ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৮. লেনদেনের প্রকৃতি নির্দেশ করে- (অনুধাবন)
i. দুটি পক্ষের উপস্থিতি
ii. লেনদেনের স্বয়ংসম্পূর্ণতা
iii. ঐতিহাসিক ঘটনার উপস্থিতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৯. দেবাশীষ সরকার তার ব্যবসায়ের বিক্রয়কর্মীকে ৩,০০০ টাকা বেতন বাবদ প্রদান করলেন। এই ঘটনাটি একটি লেনদেন কারণ- (উচ্চতর দক্ষতা)
i. ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে
ii. টাকার অঙ্কে পরিমাপযোগ্য
iii. দুটি পক্ষ বিদ্যমান রয়েছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯০. জনাব সাহাদাত ব্যক্তিগত সঞ্চয় থেকে ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন বাবদ বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই লেনদেনে যে বৈশিষ্ট্যের অভাব রয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. দ্বৈতস্বত্ত্বা
ii. অর্থের অংকে পরিমাপযোগ্য
iii. আর্থিক অবস্থার পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯১. অদৃশ্যমান লেনদেন হলো- (অনুধাবন)
i. বাণিজ্যিক চিহ্নের অবলোপন ৫,০০০ টাকা
ii. সুনামের অবলোপন ৬,০০০ টাকা
iii. ৮,০০০ টাকার যন্ত্রপাতির ওপর ২০% অবচয় ধার্য করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯২. অদৃশ্যমান ঘটনাও লেনদেন বলে বিবেচিত হবে যদি- (অনুধাবন)
i. আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়
ii. লেনদেনের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে
iii. সম্পত্তির অবচয় ঘটায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৩. ভবিষ্যৎ ঘটনা সংক্রান্ত লেনদেনের উদাহরণ হলো- (অনুধাবন)
i. অনাদায়ী পাওনা সঞ্চিতি
ii. বাট্টা সঞ্চিতি
iii. জমি ক্রয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও:
আব্দুর রহিম ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। মোট ১০,০০০ টাকার একটি মূল্য তালিকা জনাব দেলোয়ারের নিকট প্রেরণ করলেন। তিনি মাল ক্রয় করলেন ১৭,০০০ টাকার এবং মাল বিক্রয় করলেন ৮,০০০ টাকার। তিনি একজন দরিদ্র ব্যক্তিকে সাহায্য হিসেবে কারবার প্রতিষ্ঠান থেকে ৫০০ টাকা প্রদান করলেন।
৯৪. আব্দুর রহিমের হিসাব বইতে মোট কত টাকা হিসাবভুক্ত হবে? (প্রয়োগ)
[ক] ৮৫,০০০ টাকা
[খ] ৮০,০০০ টাকা
✅ ৭৫,৫০০ টাকা
[ঘ] ৬৭,০০০ টাকা
৯৫. দরিদ্র ব্যক্তিকে সাহায্য প্রদানের ঘটনাটি হিসাবভুক্ত করতে হবে। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে
ii. দায়ের পরিমাণ হ্রাস পেয়েছে
iii. সম্পদ হ্রাস পেয়েছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
লেনদেন চিহ্নিতকরণ
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
৯৬. লেনদেন চিহ্নিতকরণের ক্ষেত্রে কোন বিষয়টি প্রয়োগ করা অধিক যুক্তিযুক্ত? (উচ্চতর দক্ষতা)
[ক] অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা
✅ আর্থিক অবস্থা পরিবর্তনের যোগ্যতা
[গ] লেনদেন সংঘটিত হওয়ার সময়ের ব্যাপকতা
[ঘ] ব্যবসায়ের ক্ষেত্রে এর প্রভাব ক্ষেত্র
৯৭. হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন চিহ্নিত করা গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন)
[ক] লেনদেনের সংখ্যা নির্ণয় করতে
[খ] হিসাবের শুদ্ধতা যাচাই করতে
[গ] ব্যবসায়ের সম্পদ ও দায় জানতে
✅ ব্যবসায়ে প্রকৃত আর্থিক চিত্র জানতে
৯৮. ৫,০০০ টাকার মাল ক্রয়ের ফরমায়েশ দেয়া হলো। এই ঘটনাটি কোনো লেনদেন না হওয়ার যুক্তিযুক্ত কারণ কী হতে পারে? (উচ্চতর দক্ষতা)
[ক] অর্থের অংকে পরিমাপযোগ্য নয়
[খ] দুটি পক্ষ বিদ্যমান নেই
✅ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি
[ঘ] স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র নয়
৯৯. কোন ক্ষেত্রে কোনো ঘটনাকে লেনদেন বলা যাবে না কেন? (অনুধাবন)
[ক] আর্থিক অবস্থার বৃহৎ পরিবর্তন না ঘটালে
✅ অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য না হলে
[গ] লোকচক্ষে দৃশ্যমান না হলে
[ঘ] ঐতিহাসিক বা ভবিষ্যত নির্ভর হলে
১০০. নিচের কোন বাক্যটি সঠিক? (অনুধাবন)
[ক] সমস্ত ঘটনা লেনদেনের অন্তর্ভুক্ত
[খ] ঘটনায় অর্থ সংশ্লিষ্টতা থাকতে হয়
[গ] সকল ঘটনা আর্থিক পরিবর্তন ঘটায়
✅ সমস্ত লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
১০১. দোকান থেকে ফেরার পথে হিসাবরক্ষক দুর্ঘটনায় আহত। এই ঘটনাটি কী হবে? (প্রয়োগ)
[ক] লেনদেনে অন্তর্ভুক্ত হবে
✅ লেনদেনে অন্তর্ভুক্ত হবে না
[গ] ব্যবসায়ে প্রভাব ফেলবে
[ঘ] হিসাব সমীকরণকে প্রভাবিত করবে
১০২. জনাব রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন অর্থ সম্পর্কযুক্ত এবং অর্থ সম্পর্কহীন বহুবিধ ঘটনা সংঘটিত হয়। তিনি কোন ঘটনাগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করবেন? (উচ্চতর দক্ষতা)
✅ শুধুমাত্র আর্থিক লেনদেনগুলো
[খ] আর্থিক ও অনার্থিক উভয় লেনদেনগুলো
[গ] শুধুমাত্র অনার্থিক লেনদেনগলো
[ঘ] শুধুমাত্র গুরুত্বপূর্ণ লেনদেনগুলো
১০৩. ঐতিহাসিক কিংবা ভবিষ্যতের ঘটনাও লেনদেন বলে গণ্য হবে কেন? (অনুধাবন)
[ক] অর্থের মাপকাঠিতে পরিমাপ করা না যায়
[খ] দ্বৈত সত্তার বৈশিষ্ট্যকে পূরণ করে
[গ] স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র হয়
✅ ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়
১০৪. দক্ষ ব্যবস্থাপকের মৃত্যু ব্যবসায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হলেও তাকে লেনদেন হিসেবে কেন গণ্য করা যাবে না? (উচ্চতর দক্ষতা)
[ক] ঘটনাটি স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র নয়
[খ] ঘটনাটি দৃশ্যমান ও ঐতিহাসিক নয়
[গ] ঘটনাটি ব্যবসায়ের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না
✅ ঘটনাটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয়
১০৫. কোন ঘটনাটি লেনদেন? (অনুধাবন)
[ক] গুদাম হতে ১৫,০০০ টাকার পণ্য শোরুমে আনা হলো
[খ] ১৫,০০০ টাকার একটি পণ্য বিক্রয়ের চুক্তি করা হলো
[গ] মেয়ের বিয়ের দিন ধার্য করা হলো
✅ কম্পিউটার ক্রয় করা হলো ৪০,০০০ টাকা
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
১০৬. রফিকের ব্যক্তিগত তহবিল হতে চুরি হয়েছে ৫,০০০ টাকা। উক্ত ঘটনাটি লেনদেন হবে না, কারণ- (অনুধাবন)
i. ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি
ii. হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করেনি
iii. শুধুমাত্র ব্যক্তিগত ক্ষতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০৭. জনাব শাহীন তার ব্যবসায় হতে ১,০০০ টাকা উত্তোলন করেছেন। এই ঘটনাটিকে লেনদেন হিসেবে গণ্য করার কারণ- (অনুধাবন)
i. মালিক সুবিধা গ্রহণ করেছে
ii. ব্যবসায় প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করেছে
iii. ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৮. ব্যবসায় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সিদ্ধান্তে ১,০০,০০০ টাকার যন্ত্রপাতির উপর ৫% হারে অবচয় ধার্য করা হলো। এরূপ লেনদেনকে বলা হয়- (প্রয়োগ)
i. দৃশ্যমান
ii. আন্ত:লেনদেন
iii. অদৃশ্যমান লেনদেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৯. পণ্য বিক্রয় করা হলো ৫,০০০ টাকা। এ ক্ষেত্রে লেনদেনের প্রকৃতি হলো- (অনুধাবন)
i. অদৃশ্যমান লেনদেন
ii. বহি:লেনদেন
iii. দৃশ্যমান লেনদেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১১০. মেসার্স সেলিম তার সরবরাহকারীকে মালের জন্য ১০,০০০ টাকা অগ্রিম প্রদান করে। এর ফলে- (উচ্চতর দক্ষতা)
i. মেসার্স সেলিমের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে
ii. সমীকরণের A উপাদানের পরিবর্তন ঘটে
iii. সমীকরণের E উপাদানের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
হিসাব সমীকরণ
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
১১১. একটি নির্দিষ্ট সময়ে যেকোনো প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ কেন মালিকানা স্বত্ব ও বহির্দায়ের সমান হয়? (অনুধাবন)
[ক] প্রতিটি লেনদেন তিনটি উপাদানকে সমভাবে প্রভাবিত করে
✅ প্রতিটি লেনদেনের পক্ষ দুটিকে সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ করায়
[গ] প্রতিটি লেনদেন একই সাথে সম্পদ ও দায়কে প্রভাবিত করায়
[ঘ] প্রতিটি লেনদেন একই সাথে সম্পদ ও মালিকানা স্বত্বে প্রভাব ফেলায়
১১২. যে সমীকরণের মাধ্যমে মোট সম্পদের পরিমাণ, মালিকানা স্বত্ব ও বহির্দায়ের সমতা প্রমাণ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] হিসাব পর্যালোচনা
[খ] হিসাব বিশ্লেষণ
[গ] হিসাব ব্যাখ্যাকরণ
✅ হিসাব সমীকরণ
১১৩. হিসাব সমীকরণের মাধ্যমে কী প্রমাণ করা হয়? (জ্ঞান)
[ক] সততা
[খ] শুদ্ধতা
✅ সমতা
[ঘ] মালিকানা
১১৪. মুনাফা অর্জনের কাজে কী ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] দায়
[খ] বিনিয়োগ
[গ] মূলধন
✅ সম্পদ
১১৫. ব্যবসায়ের মালিকানাধীন আসবাবপত্র, দালানকোঠা, কলকব্জা কী হিসেবে গণ্য হবে? (জ্ঞান)
[ক] ব্যবসায়ের দায়
[খ] ব্যবসায়ের মূলধন
[গ] ব্যবসায়ের মালিকানা স্বত্ব
✅ ব্যবসায়ের সম্পদ
১১৬. মুনাফা অর্জনের কাজে যেসব ব্যবসায়িক সম্পদ ব্যবহার করা হয় তা কার মালিকানাধীন থাকে? (অনুধাবন)
[ক] মালিকের
✅ ব্যবসায়ের
[গ] ব্যবস্থাপকের
[ঘ] অংশীদারদের
১১৭. ব্যবসায়ের দায় কী? (জ্ঞান)
[ক] মালিকের দাবি
[খ] ব্যবস্থাপকের দাবি
✅ তৃতীয় পক্ষের দাবি
[ঘ] অংশীদারদের দাবি
১১৮. ব্যবসায়ের দায় কখন পরিশোধ করতে হয়? (জ্ঞান)
[ক] মাসের শেষে
[খ] হিসাবকাল শেষের পূর্বে
[গ] বছরের শেষে
✅ নির্দিষ্ট সময়ের পরে
১১৯. ব্যবসায়ের মোট সম্পত্তির ওপর তৃতীয় পক্ষের দাবিকে কী বলে? (জ্ঞান)
[ক] সম্পদ
✅ দায়
[গ] মালিকানা স্বত্ব
[ঘ] মূলধন
১২০. ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে কী থাকে? (জ্ঞান)
[ক] সম্পদ
[খ] আয়
✅ মালিকানা স্বত্ব
[ঘ] উত্তোলন
১২১. ব্যবসায়ের মোট সম্পত্তির ওপর মালিকের দাবিকে কী বলে? (জ্ঞান)
[ক] সম্পদ
[খ] দায়
✅ মালিকানা স্বত্ব
[ঘ] মূলধন
১২২. ব্যবসায়ের খরচ বা ব্যয় হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করে? (অনুধাবন)
[ক] উত্তোলন
[খ] দায়
✅ মালিকানা স্বত্ব
[ঘ] মূলধন
১২৩. ব্যবসায়ের উত্তোলন হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করে? (অনুধাবন)
[ক] আয়
[খ] দায়
✅ মালিকানা স্বত্ব
[ঘ] মূলধন
১২৪. মালিকের বিনিয়োগ, রেভিনিউ, উত্তোলন ও খরচ- এই চারটি কিসের উপাদান? (জ্ঞান)
[ক] রেভিনিউর
[খ] সম্পদের
[গ] দায়ের
✅ মালিকানা স্বত্বের
১২৫. কখন মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়? (অনুধাবন)
[ক] ব্যয় বৃদ্ধি পেলে
[খ] ক্ষতি হলে
✅ রেভিনিউ বৃদ্ধি পেলে
[ঘ] দায় বৃদ্ধি পেলে
১২৬. হিসাব সমীকরণে E উপাদানটি কখন হ্রাস পায়? (জ্ঞান)
[ক] সম্পত্তি বৃদ্ধি পেলে
✅ ব্যয় বা ক্ষতি হলে
[গ] দায় হ্রাস পেলে
[ঘ] রেভিনিউ বৃদ্ধি পেলে
১২৭. কয়টি উপাদান মালিকানা স্বত্বকে প্রভাবিত করে? (জ্ঞান)
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬
১২৮. কোনো প্রতিষ্ঠানের মালিকানা স্বত্বের পরিমাণ কীভাবে নির্ণয় করা যায়? (অনুধাবন)
[ক] মোট সম্পদ থেকে উত্তোলন বাদ দিয়ে
✅ মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিয়ে
[গ] মোট বহির্দায় থেকে অভ্যন্তরীণ দায় বাদ দিয়ে
[ঘ] মোট দায় থেকে মোট বহির্দায় বাদ দিয়ে
১২৯. A = L + E. এখানে A কী? (জ্ঞান)
✅ Assets
[খ] Acquistion
[গ] Ability
[ঘ] Adjustment
১৩০. বর্ধিত হিসাব সমীকরণের উপাদান কয়টি? (জ্ঞান)
[ক] দুইটি
✅ পাঁচটি
[গ] সাতটি
[ঘ] অনির্দিষ্ট
১৩১. কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ? (জ্ঞান)
✅ A = L + (C + R - E - D)
[খ] A = L -
[গ] A = L + (C - R + E - D)
[ঘ] A = L + (C - R - E + D)
১৩২. কোনো ঘটনা লেনদেন কিনা তা কীভাবে যাচাই করা যায়? (অনুধাবন)
[ক] অর্থের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে
✅ হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে
[গ] সংশ্লিষ্ট পক্ষসমূহের সংখ্যা নির্ণয়ের মাধ্যমে
[ঘ] অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণের মাধ্যমে
১৩৩. একটি প্রতিষ্ঠানের সম্পদ বাড়লে হিসাব সমীকরণের কোন উপাদানের উপর প্রভাব পড়বে? (অনুধাবন)
✅ সমপরিমাণ টাকার অন্য একটি সম্পদ কমবে
[খ] সমপরিমাণ টাকার মোট দায় কমবে
[গ] সমপরিমাণ টাকার মোট মালিকানা স্বত্ব কমবে
[ঘ] সমপরিমাণ টাকার ব্যয় বৃদ্ধি পাবে
১৩৪. পাওনাদারকে ১০০ টাকা দেয়া হলো। এই ঘটনার জন্য হিসাব সমীকরণের উপর কোন ধরনের প্রভাব পড়বে? (প্রয়োগ)
[ক] A উপাদানকে নগদ টাকা বৃদ্ধি পায়
[খ] L উপাদানের পাওনাদার হ্রাস পায়
[গ] P উপাদানের মালিকের পাওনা হ্রাস পায়
✅ সমীকরণের A ও L উপাদানসমূহ হ্রাস পায়
১৩৫. জনাব সীমান্ত ৫,০০০ টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন। লেনদেনটি কোন দুটি হিসাব খাতকে প্রভাবিত করবে? (প্রয়োগ)
[ক] আসবাবপত্র হিসাব ও অফিস হিসাব
✅ অফিস সরঞ্জাম হিসাব ও নগদান হিসাব
[গ] আলমারি হিসাব ও সীমান্ত হিসাব
[ঘ] আলমারি হিসাব ও নগদান হিসাব
১৩৬. ব্যবসায় কাজে ব্যবহৃত আসবাবপত্রের অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণের কোন উপাদানগুলোর পরিমাণ হ্রাস করা প্রয়োজন হবে? (প্রয়োগ)
[ক] A উপাদান
✅ A ও E উপাদান
[গ] A ও L উপাদান
[ঘ] L ও E উপাদান
১৩৭. জনাব শাহেদের সম্পদ ছিল ৭,০০০ টাকার এবং দায় ছিল ২,০০০ টাকার; তার মালিকানা স্বত্বের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৭,০০০ টাকা
✅ ৫,০০০ টাকা
[গ] ৯,০০০ টাকা
[ঘ] ২,০০০ টাকা
১৩৮. জনাব আবদুল্লাহ একজন তেল ব্যবসায়ী। তার মোট সম্পত্তি ৫,০০,০০০ টাকা। তিনি জনাব ইব্রাহিমের নিকট হতে ১০,০০০ টাকার পণ্য ক্রয় করলেন। এখানে জনাব আবদুল্লাহর সম্পত্তিতে কার অধিকার আছে? (উচ্চতর দক্ষতা)
[ক] আবদুল্লাহ
[খ] ইব্রাহিমের
✅ আবদুল্লাহর ও ইব্রাহিমের
[ঘ] ব্যবসায়ের
১৩৯. ব্যবসায়ের জন্যে বাকিতে আসবাবপত্র ক্রয় করলে আর্থিক অবস্থার কী পরিবর্তন ঘটবে? (অনুধাবন)
[ক] সম্পদ বৃদ্ধি
[খ] দায় হ্রাস
[গ] সম্পদ ও মালিকানা স্বত্ব বৃদ্ধি
✅ সম্পদ ও দায় বৃদ্ধি
১৪০. জলিল তার ব্যবসায়ের খরচ নির্বাহের জন্যে ৫০,০০০ টাকা প্রদান করল। এ দ্বারা হিসাব সমীকরণে কোন ধরনের পরিবর্তন ঘটবে? (প্রয়োগ)
✅ স্বত্বাধিকার বাড়বে, সম্পত্তি বাড়বে
[খ] স্বত্বাধিকার কমবে, সম্পত্তি কমবে
[গ] স্বত্বাধিকার কমবে, দায় বাড়বে
[ঘ] স্বত্বাধিকার বাড়বে, দায় কমবে
১৪১. জনাব হাফিজ ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনেন এবং ৩০,০০০ টাকা ব্যাংক ঋণ গ্রহণ করেন। জনাব কালামের মালিকানা স্বত্বের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ১,০০,০০০ টাকা
✅ ১,২০,০০০ টাকা
[গ] ১,৩০,০০০ টাকা
[ঘ] ১,৫০,০০০ টাকা
১৪২. ৫০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হলো। এ ঘটনার জন্য A = L + E সমীকরণে E উপাদানটি কীভাবে পরিবর্তিত হয়? (প্রয়োগ)
[ক] নগদ অর্থ বৃদ্ধির মাধ্যমে
[খ] নগদ অর্থ হ্রাসের মাধ্যমে
[গ] দেনাদার বৃদ্ধির মাধ্যমে
✅ রেভিনিউ বৃদ্ধির মাধ্যমে
১৪৩. মালিকের মেয়ের স্কুলের বেতন নিজ তহবিল হতে প্রদান করলে সমীকরণের কোন উপাদানের পরিবর্তন হয়? (প্রয়োগ)
[ক] A উপাদানের
[খ] A ও E উপাদানের
[গ] L ও E উপাদানের
✅ A = L + E অপরিবর্তিত থাকবে
১৪৪. জনতা এন্ড কোং-এর ২০১৫ সালের শুরুতে সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ১৫,০০,০০০ টাকা ও ৮,২০,০০০ টাকা। ২০১৫ সালে সম্পত্তি বেড়েছে ২,০০,০০০ টাকা ও দায় কমেছে ১,৬০,০০০ টাকা। বছর শেষে মালিকানা স্বত্ব কত? (উচ্চতর দক্ষতা)
[ক] ৬,৮০,০০০ টাকা
[খ] ৮,৮০,০০০ টাকা
✅ ১০,৪০,০০০ টাকা
[ঘ] ১২,০০,০০০ টাকা
১৪৫. অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণে কোনগুলোর হ্রাস ঘটবে? (জ্ঞান)
[ক] E উপকরণের
[খ] A উপকরণের
[গ] L উপকরণের
✅ A ও E উপকরণের
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
১৪৬. সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা- (অনুধাবন)
i. ব্যবসায়ের মালিকানাধীন থাকে
ii. মুনাফা অর্জনে ব্যবহৃত হয়
iii. দীর্ঘমেয়াদি সুবিধা প্রদান করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪৭. ব্যবসায়ের দালানকোঠাকে সম্পদ হিসেবে গণ্য করার পেছনে যুক্তি হলো- (উচ্চতর দক্ষতা)
i. ব্যবসায়ের দালানকোঠা ব্যবসায়ের মালিকানাধীন থাকে
ii. ব্যবসায়ের দালানকোঠা মুনাফা অর্জনে ব্যবহৃত হয়
iii. সুবিধা ভোগের বিনিময়ে স্বত্ব ত্যাগ করে প্রদান করতে হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৮. দায় বলতে বোঝায়- (অনুধাবন)
i. ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা
ii. প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় পর তা অবশ্যই প্রদান করবে
iii. মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪৯. মালিকানা স্বত্ব বলতে বোঝায়- (অনুধাবন)
i. ব্যবসায়ের মোট সম্পত্তির ওপর মালিকের দাবি
ii. রেভিনিউ বৃদ্ধি পেলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
iii. ব্যবসায়ের মোট সম্পত্তির ওপর তৃতীয় পক্ষের দাবি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫০. সঠিক হিসাব সমীকরণটি হলো- (অনুধাবন)
i. A = L + E
ii. A = L + (C - R - E + D)
iii. A = L + (C + R - E - D)
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[খ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫১. সম্পদ ও দায় উভয় বৃদ্ধি পাবে যে লেনদেনগুলো হতে- (প্রয়োগ)
i. নগদে ১০,০০০ টাকার মেশিন ক্রয়
ii. ধারে ৭,০০০ টাকার আসবাবপত্র ক্রয়
iii. ব্যাংক থেকে ২০,০০০ ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[গ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
i. আইন পেশায় ৫০,০০০ টাকা বিনিয়োগ
ii. নগদে আইনি সেবা প্রদান ৮,০০০ টাকা
iii. আসবাবপত্র ব্যবহারজনিত ক্ষতি ৫,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৩. বকেয়া বেতন বাবদ ৬,০০০ টাকা পরিশোধ করা হলে তা হিসাব সমীকরণ প্রভাবিত হবে- (প্রয়োগ)
i. সম্পত্তি হ্রাস
ii. দায় হ্রাস
iii. মালিকানা স্বত্ব হ্রাস
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৪. সম্পত্তি বৃদ্ধি এবং সম্পত্তি হ্রাসের কারণ হতে পারে- (প্রয়োগ)
i. নগদে ৫,০০০ টাকার মেশিন ক্রয়
ii. মেশিন বিক্রয় ২০,০০০ টাকা
iii. দেনাদারের নিকট থেকে ১০,০০০ টাকা প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৫. একই সাথে সম্পত্তি ও দায় বৃদ্ধির উদাহরণ হলো- (প্রয়োগ)
i. ধারে কম্পিউটার ক্রয় ১০,০০০ টাকা
ii. নগদে বিজ্ঞাপন খরচ প্রদান ৫,০০০ টাকা
iii. ঋণ গ্রহণ ১,০০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৬. সম্পত্তি ও দায় হ্রাসের উদাহরণ হলো- (প্রয়োগ)
i. বকেয়া ভাড়া পরিশোধ ১০,০০০ টাকা
ii. ঋণ পরিশোধ ৪০,০০০ টাকা
iii. পাওনাদারকে পরিশোধ ১০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৭ ও ১৫৮ নং প্রশ্নের উত্তর দাও:
সুনীল চন্দ্র রায় ২০১৫ সালের ১ জানুয়ারি ৮০,০০০ টাকা মূলধন স্বরূপ আনয়ন করে ব্যবসা আরম্ভ করেন। ৩০ জুন তারিখে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
i. ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ২,০০০ টাকা
ii. মালিকের আয়কর প্রদান ৩,০০০ টাকা
iii. দোকান ভাড়া প্রদান ৬,০০০ টাকা
iv. অতিরিক্ত মূলধন বিনিয়োগ ২০,০০০ টাকা
v. ব্যবসায়ে ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় ৪,০০০ টাকা
১৫৭. নিচের কোন ঘটনাটি ব্যবসায়ের সম্পদ এবং মালিকানা স্বত্বকে প্রভাবিত করবে? (প্রয়োগ)
[ক] বাকিতে ক্রয়কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হলো ১০,০০০ টাকা
[খ] ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ২০,০০০ টাকা
✅ মূলধন বাবদ ব্যবসায়ে আরও ৫০,০০০ টাকা বিনিয়োগ করা হলো
[ঘ] মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ ৫০০ টাকা
১৫৮. সুনীল চন্দ্র রায়ের মালিকানা স্বত্ব প্রভাবিত হবে- (উচ্চতর দক্ষতা)
i. ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে খরচ দ্বারা
ii. ব্যবসায়িক রেভিনিউ দ্বারা
iii. পরিশোধিত খরচ দ্বারা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এতসংক্রান্ত দলিলপত্রাদি
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
১৫৯. লেনদেনের সমর্থনে প্রস্তুতকৃত প্রমাণপত্র নিচের কোন ব্যাপারটি নিশ্চিত করে? (অনুধাবন)
[ক] লেনদেনের শুদ্ধতা
[খ] লেনদেনের সমতা
✅ লেনদেনের সত্যতা
[ঘ] লেনদেনের দৃশ্যতা
১৬০. লেনদেন লিপিবদ্ধকরণের কাজটি সাধারণত কে সমাধা করেন? (জ্ঞান)
[ক] ক্রেতা
[খ] বিক্রেতা
[গ] মালিক
✅ হিসাবরক্ষক
১৬১. পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি? (জ্ঞান)
[ক] জাবেদা
✅ চালান
[গ] ফরমায়েশপত্র
[ঘ] ক্রয় বই
১৬২. চালান কে প্রস্তুত করে? (জ্ঞান)
[ক] ক্রেতা
✅ বিক্রেতা
[গ] ঋণদাতা
[ঘ] ঋণগ্রহীতা
১৬৩. চালান বিক্রেতার নিকট কী বলে গণ্য হয়? (জ্ঞান)
[ক] চালান
✅ বহি:চালান
[গ] আন্ত:চালান
[ঘ] অনুলিপি চালান
১৬৪. প্রস্তুতকৃত চালান থেকে বিক্রেতা নিচের কোন সুবিধাটি ভোগ করতে পারে? (অনুধাবন)
[ক] সঠিকভাবে নগদান বই প্রস্তুত
✅ বিক্রীত পণ্যের মূল্য আদায়ে প্রাপ্য বিল প্রস্তুত
[গ] হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে রেওয়ামিল প্রস্তুত
[ঘ] ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধের প্রদেয় বিল প্রস্তুত
১৬৫. চালানে নগদ বাট্টা উল্লেখ করার কারণ কী? (অনুধাবন)
[ক] চালান বই প্রস্তুতের শর্ত পূরণ করা
✅ ক্রেতাকে দ্রুত মূল্য পরিশোধে আগ্রহী করা
[গ] ক্রেতাকে নগদান বই প্রস্তুতে সহায়তা করা
[ঘ] ক্রেতাকে পণ্যের পরিশোধযোগ্য মূল্য জানানো
১৬৬. চালান কার নিকট হস্তান্তর করা হয়? (জ্ঞান)
✅ ক্রেতা
[খ] বিক্রেতা
[গ] পণ্য বাহক
[ঘ] পণ্য সরবরাহকারী
১৬৭. চালান কেন ক্রেতার নিকট হস্তান্তর করা হয়? (অনুধাবন)
[ক] ক্রেতাকে মালের মূল্য জানাতে
[খ] ক্রেতাকে মূল্য পরিশোধের ঠিকানা ও সময় জানাতে
✅ ক্রেতাকে মালের পূর্ণ বিবরণ ও মূল্য পরিশোধ শর্ত জানাতে
[ঘ] ক্রেতাকে ক্রয় বই তৈরিতে সহায়তা করতে
১৬৮. ক্রেতার নিকট চালান কী বলে গণ্য হয়? (জ্ঞান)
[ক] চালান
[খ] বহি:চালান
✅ আন্ত:চালান
[ঘ] অনুলিপি চালান
১৬৯. চালানের ওপর ভিত্তি করে ক্রেতা কী প্রস্তুত করে? (জ্ঞান)
✅ ক্রয় জাবেদা
[খ] বিক্রয় জাবেদা
[গ] ফরমায়েশপত্র
[ঘ] রেওয়ামিল
১৭০. চালানের ভিত্তিতে ক্রেতা কোন পর্যায়ে ক্রয় জাবেদা প্রস্তুত করেন? (জ্ঞান)
✅ প্রাথমিক পর্যায়ে
[খ] চূড়ান্ত পর্যায়ে
[গ] মধ্যম পর্যায়ে
[ঘ] সুবিধাজনক পর্যায়ে
১৭১. চালানে টাকার পরিমাণ কীভাবে লেখা থাকে? (জ্ঞান)
[ক] অঙ্কে
[খ] কথায়
✅ অঙ্কে ও কথায়
[ঘ] গাণিতিক চিহ্ন দ্বারা
১৭২. রেজার নিকট থেকে পণ্য ক্রয় ৫,০০০ টাকা। এ লেনদেনটির প্রমাণপত্র কোনটি? (প্রয়োগ)
✅ চালান
[খ] ক্যাশমেমো
[গ] ডেবিট নোট
[ঘ] ক্রেডিট নোট
১৭৩. জনাব কবির বাকিতে কাগজ বিক্রয় করলেন ৫,০০০ টাকা। তিনি চালান বহিতে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করবেন? (প্রয়োগ)
[ক] মালের বিবরণ, পরিমাণ টাকা, দর
✅ মালের বিবরণ, পরিমাণ, দর, টাকার পরিমাণ
[গ] পরিমাণ, দর, পরিমাণ টাকা, আয়ের বিবরণ
[ঘ] পরিমাণ টাকা, পরিমাণ, দর, ভাউচার নং
১৭৪. ‘২/১০, নিট ৩০’ এটি কী বোঝায়? (অনুধাবন)
✅ ৩০ দিনের মধ্যে পরিশোধ্য হবে যদি ১০ দিনের মধ্যে পরিশোধ করা হয় তবে ২% ছাড়
[খ] ২ দিনের মধ্যে পরিশোধ করলে ৩০% ছাড়, অন্যথায় ১০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে
[গ] ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে যদি ২ দিনের মধ্যে পরিশোধ করে তবে ১০% ছাড়
[ঘ] ১০ দিনের মধ্যে পরিশোধ করলে ২% ছাড় অন্যথায় ৩০ দিন পরে পরিশোধ করতে হবে
১৭৫. জনাব মিম ৩,০০০টি পণ্য প্রতিটি ৫০ টাকা দরে বিক্রয় করলেন। তিনি ১০% কারবারি বাট্টা দিলেন। এক্ষেত্রে চালান বইয়ে মোট কত টাকা লিপিবদ্ধ হবে? (প্রয়োগ)
✅ ১,৩৫,০০০ টাকা
[খ] ১,৫০,০০০ টাকা
[গ] ১,৬৫,০০০ টাকা
[ঘ] ১,৭০,০০০ টাকা
১৭৬. কিসের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা লিখা হয়? (অনুধাবন)
✅ চালানের
[খ] নগদান বইয়ের
[গ] বিল ও ক্যাশমেমোর
[ঘ] ক্রেডিট নোটের
১৭৭. ৩/১০, নিট ৩০’ এটি দ্বারা নির্দেশিত হয় কোনটি? (জ্ঞান)
[ক] বিলম্ব শর্ত
[খ] ক্রয় শর্ত
[গ] আদায় শর্ত
✅ পরিশোধ শর্ত
১৭৮. মি. রিয়াদ ৫% কারবারি বাট্টায় ৪২,০০০ টাকার পণ্য ক্রয় করেন। মি. রিয়াদের সংরক্ষিত বইতে এ বাট্টা কোথায় প্রদর্শিত হবে? (প্রয়োগ)
[ক] নগদান বইয়ে
[খ] খতিয়ানে
✅ চালানে
[ঘ] জাবেদায়
১৭৯. ব্যবসায়ের ক্ষেত্রে প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহার করা যায় নিচের কোনটি? (অনুধাবন)
[ক] ক্রয় বই, বিক্রয় বই, জাবেদা বই
[খ] চালান, ক্যাশমেমো, রেওয়ামিল
[গ] ডেবিট নোট, ক্রেডিট নোট, নগদান বই
✅ ক্যাশমেমো, ভাউচার, ডেবিট নোট
১৮০. ভাউচার কেন প্রস্তুত করা হয়? (অনুধাবন)
[ক] ধারে ক্রয়ের প্রমাণ রাখার জন্য
[খ] ধারে বিক্রয়ের প্রমাণ রাখার জন্য
✅ বিভিন্ন আয় ও ব্যয়ের স্বপক্ষে প্রমাণ রাখার জন্য
[ঘ] পরিশোধকৃত প্রদেয় বিলের হিসাব রাখার জন্য
১৮১. পণ্য ক্রয়ের ক্ষেত্রে কোনটি প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] চালান
✅ ডেবিট ভাউচার
[গ] ক্রেডিট ভাউচার
[ঘ] ডেবিট নোট
১৮২. ডেবিট ভাউচারে কী থাকে? (জ্ঞান)
[ক] মালের বিবরণ
✅ ব্যয়ের বিবরণ
[গ] রেভিনিউয়ের বিবরণ
[ঘ] ভুলত্রুটির বিবরণ
১৮৩. ডেবিট ভাউচার নগদান বইয়ের কোন দিকে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] ডেবিট দিকে
✅ ক্রেডিট দিকে
[গ] বাম দিকে
[ঘ] উপরের দিকে
১৮৪. ডেবিট ভাউচার থেকে নিচের কোন বিষয় সম্পর্কে অবগত হওয়া যায়? (অনুধাবন)
[ক] আয়ের বিবরণ ও পরিমাণ
✅ ব্যয়ের বিবরণ ও পরিমাণ
[গ] বিক্রয়ের বিবরণ ও পরিমাণ
[ঘ] মালের পূর্ণ বিবরণ ও পরিশোধ শর্ত
১৮৫. ভাড়া প্রদান করা হলে কোথায় লিপিবদ্ধ করতে হবে? (অনুধাবন)
[ক] ডেবিট নোটে
[খ] ক্রেডিট নোটে
✅ ডেবিট ভাউচারে
[ঘ] ক্রেডিট ভাউচারে
১৮৬. বিভিন্ন রেভিনিউয়ের স্বপক্ষে প্রস্তুতকৃত ভাউচারকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] ডেবিট ভাউচার
✅ ক্রেডিট ভাউচার
[গ] আন্ত:ভাউচার
[ঘ] বহি:ভাউচার
১৮৭. আয়ের প্রমাণ পত্র কোনটি? (অনুধাবন)
[ক] ডেবিট ভাউচার
✅ ক্রেডিট ভাউচার
[গ] আন্ত:চালান
[ঘ] ডেবিট নোট
১৮৮. ডেবিট ভাউচার ও ক্রেডিট ভাউচার কোথায় লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
✅ নগদান বইয়ে
[খ] জাবেদায়
[গ] ক্রয় বইয়ে
[ঘ] প্রাপ্তির বইয়ে
১৮৯. বাড়িভাড়া বাবদ ২,০০০ টাকা প্রাপ্তির ক্ষেত্রে মি. হাবিব ভাড়াটিয়াকে কোনটি প্রদান করবে? (প্রয়োগ)
[ক] চালান
✅ ভাউচার
[গ] ডেবিট নোট
[ঘ] ক্রেডিট নোট
১৯০. ভাউচারের বিভিন্ন আয় ও ব্যয় খাতগুলো নগদান বইয়ে লিপিবদ্ধকরণের জন্য এর সাথে কোন প্রামাণ্য দলিলগুলো যুক্ত করা হয়? (অনুধাবন)
[ক] চালান ও ডেবিট নোট
✅ চালান ও ক্যাশমেমো
[গ] ক্যাশমেমো ও জাবেদা বই
[ঘ] ক্যাশমেমো ও খতিয়ান বই
১৯১. শিক্ষানবিস সেলামি লিপিবদ্ধের জন্য ব্যবহৃত হয় কোনটি? (জ্ঞান)
[ক] ডেবিট ভাউচার
✅ ক্রেডিট ভাউচার
[গ] ডেবিট নোট
[ঘ] ক্রেডিট নোট
১৯২. ভাউচার হিসাবভুক্ত করার সময় কে এতে স্বাক্ষর করেন? (জ্ঞান)
[ক] ব্যবস্থাপক
[খ] মালিক
✅ হিসাবরক্ষক
[ঘ] বিক্রয়কর্মী
১৯৩. ভাউচার কে অনুমোদন করেন? (জ্ঞান)
✅ ব্যবস্থাপক
[খ] ক্যাশিয়ার
[গ] ক্রেতা
[ঘ] বিক্রেতা
১৯৪. নিচের কোনটি লেনদেনের সমর্থনে প্রস্তুতকৃত প্রমাণপত্র? (অনুধাবন)
[ক] ক্রয় বই
[খ] বিক্রয় বই
[গ] জাবেদা
✅ ক্যাশমেমো
১৯৫. ক্যাশমেমোর উপরিভাগে কোন প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা মুদ্রিত থাকে? (জ্ঞান)
[ক] ক্রয় প্রতিষ্ঠানের
✅ বিক্রয় প্রতিষ্ঠানের
[গ] পরিবহন প্রতিষ্ঠানের
[ঘ] ঋণদাতা প্রতিষ্ঠানের
১৯৬. ক্যাশমেমো কে প্রস্তুত করে? (জ্ঞান)
[ক] ক্রেতা
✅ বিক্রেতা
[গ] পণ্য বাহক
[ঘ] পণ্য গ্রহণকারী
১৯৭. ক্রেতা কোনটি অনুসারে পণ্যমূল্য পরিশোধ করে থাকে? (জ্ঞান)
[ক] চালান
[খ] ডেবিট ভাউচার
[গ] ক্রেডিট ভাউচার
✅ ক্যাশমেমো
১৯৮. ক্যাশমেমো কয় প্রস্থে তৈরি করা হয়? (জ্ঞান)
[ক] এক
[খ] দুই
✅ তিন
[ঘ] চার
১৯৯. ক্যাশমেমোর মূলকপি কার নিকট সংরক্ষিত থাকে? (জ্ঞান)
✅ ক্রেতার নিকট
[খ] বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে
[গ] বিক্রয় প্রতিষ্ঠানের হিসাব বিভাগে
[ঘ] বিক্রয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের নিকট
২০০. ক্যাশমেমোর কার্বন কপি কার কাছে থাকে? (জ্ঞান)
✅ বিক্রেতার
[খ] ক্রেতার
[গ] মালিকের
[ঘ] ব্যবস্থাপকের
২০১. ক্যাশমেমো বিক্রয় প্রতিষ্ঠানের কয়টি বিভাগে সংরক্ষণ করা হয়? (জ্ঞান)
[ক] একটি
✅ দুইটি
[গ] তিনটি
[ঘ] চারটি
২০২. একটি ক্যাশমেমোতে কয়টি ঘর থাকে? (জ্ঞান)
[ক] ৪
✅ ৫
[গ] ৬
[ঘ] ৭
২০৩. জনাব আকবর ১০,০০০ টাকার পণ্য বাকিতে বিক্রয় করলেন। এক্ষেত্রে তাকে নিচের কোন দলিলটি প্রস্তুত করতে হবে না? (প্রয়োগ)
[ক] চালান
✅ ক্যাশমেমো
[গ] বিক্রয় বই
[ঘ] প্রাপ্য বিল
২০৪. আফজাল হোসেন রিপন ট্রেডার্স থেকে নগদে ১০,০০০ টাকার এবং ধারে ৫,০০০ টাকার মাল ক্রয় করলেন। ক্যাশিয়ার তাকে ১০,০০০ টাকার ক্যাশমেমো প্রদান করলেন। এর যুক্তি কোনটি হতে পারে? (উচ্চতর দক্ষতা)
[ক] ক্যাশিয়ার ভুলবশত ১০,০০০ টাকা লিপিবদ্ধ করেছে
✅ ক্যাশমেমো শুধুমাত্র নগদ বিক্রয়ে ব্যবহৃত হয়
[গ] আফজাল হোসেন ১০,০০০ টাকার ক্যাশমেমো চেয়েছেন
[ঘ] আফজাল হোসেন পুরনো ক্রেতা হওয়ায় ছাড় দেয়া হয়েছে
২০৫. ডেবিট নোট কিসের প্রমাণপত্র? (জ্ঞান)
[ক] পণ্য ক্রয়ের
[খ] পণ্য বিক্রয়ের
✅ মাল ফেরত দেয়ার
[ঘ] মাল ফেরত আসার
২০৬. ডেবিট নোট প্রস্তুত করে কে? (জ্ঞান)
✅ ক্রেতা
[খ] বিক্রেতা
[গ] ক্রেতা ও বিক্রেতা উভয়
[ঘ] মালিক
২০৭. ডেবিট নোটের মাধ্যমে কাকে ডেবিট করার কথা জানিয়ে দেয়া হয়? (জ্ঞান)
[ক] ঋণদাতাকে
[খ] ঋণগ্রহীতাকে
[গ] ক্রেতাকে
✅ বিক্রেতাকে
২০৮. ডেবিট নোটে নিচের কোনটি উল্লেখ থাকে? (অনুধাবন)
[ক] আয়ের বিবরণ
[খ] ব্যয়ের বিবরণ
✅ মাল ফেরতের কারণ
[ঘ] ক্রয়ের বিবরণ
২০৯. ক্রেতা কেন বিক্রেতার নিকট ডেবিট নোট পাঠায়? (অনুধাবন)
[ক] বিক্রেতাকে মাল প্রদানের জন্য অভিবাদন জানাতে
[খ] বিক্রেতার খাতকে বাদ দেয়ার কথা জানাতে
[গ] বিক্রেতার খাতকে ক্রেডিট করার কথা জানাতে
✅ বিক্রেতার খাতকে ডেবিট করার কথা জানাতে
২১০. নিচের কোন কারণে ডেবিট নোট তৈরির প্রয়োজন হয় না? (অনুধাবন)
[ক] ক্রয়কৃত মাল ফরমায়েশ অনুযায়ী না হলে
[খ] ক্রয়কৃত মাল নিম্নমানের হলে
[গ] বিক্রেতা কর্তৃক অধিক মূল্য ধার্য করলে
✅ ফরমায়েশের সাথে পণ্যের পরিমাণ ও দর ঠিক থাকলে
২১১. ডেবিট নোটে লাল কালি ব্যবহার করা হয় কেন? (অনুধাবন)
✅ চালান থেকে পৃথক করে দেখাতে
[খ] প্রচলিত রীতিনীতি অনুসরণ করতে
[গ] বিশেষ চিহ্ন বুঝাতে
[ঘ] ক্রয় ফেরত বই থেকে আলাদা করে বোঝাতে
২১২. মি. জলিল তার ক্রয়কৃত পণ্য নমুনা অনুযায়ী না হওয়ায় বিক্রেতার নিকট ফেরত পাঠাবে। এক্ষেত্রে তাকে নিচের কোন দলিলটি বিক্রেতার নিকট প্রেরণ করতে হবে? (প্রয়োগ)
[ক] পণ্য ক্রয়ের ফরমায়েশপত্র
✅ ডেবিট নোট
[গ] ক্রয় বই
[ঘ] ডেবিট ভাউচার
২১৩. জনাব মকবুল প্রতিটি পণ্য ৪০ টাকা করে ৪০টি পণ্য ক্রয় করলেন। একদিন পরে তিনি বিক্রেতার কাছে কিছু মাল ফেরত পাঠিয়ে তাকে ডেবিট নোট দ্বারা জানিয়ে দিলেন তার হিসাব খাতকে মোট ২০০ টাকা দ্বারা ডেবিট করা হয়েছে। দলিলটিতে তার আর কী কী তথ্য উপস্থাপন করার প্রয়োজন ছিল? (প্রয়োগ)
[ক] আয়ের বিবরণ
[খ] ব্যয়ের বিবরণ
✅ মালের বিবরণ, পরিমাণ ও দর
[ঘ] কমিশন ও নিটমূল্য
২১৪. ডেবিট নোট বলতে কী বোঝায়? (জ্ঞান)
✅ ক্রয় ফেরত সংক্রান্ত চিঠি
[খ] বিক্রয় ফেরত সংক্রান্ত চিঠি
[গ] সম্পত্তি ক্রয় সংক্রান্ত হিসাব
[ঘ] বাট্টা বরাদ্দের চিঠি
২১৫. ক্রয় ফেরত সংক্রান্ত নোটকে কেন ডেবিট নোট বলা হয়? (অনুধাবন)
[ক] বিক্রয়কে ডেবিট করা হয় বলে
[খ] দেনাদারকে ডেবিট করা হয় বলে
✅ পাওনাদারকে ডেবিট করা হয় বলে
[ঘ] পাওনাদারকে ক্রেডিট করা হয় বলে
২১৬. চালান থেকে পৃথক দেখানোর জন্য ডেবিট নোটে কী কালি ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] কালো
[খ] সবুজ
✅ লাল
[ঘ] নীল
২১৭. ডেবিট নোট প্রস্তুত করার উদ্দেশ্য কী? (অনুধাবন)
[ক] ক্রেতাকে পণ্য প্রাপ্তি সম্পর্কে জানানো
[খ] ক্রয় ফেরতের জের নির্ণয়
[গ] ক্রেতাকে ক্রয় ফেরত সংক্রান্ত তথ্য জানানো
✅ বিক্রেতাকে পণ্য ফেরত সম্পর্কে জানানো
২১৮. ক্রেডিট নোট কে তৈরি করে? (জ্ঞান)
[ক] ক্রেতা
✅ বিক্রেতা
[গ] ক্রেতা ও বিক্রেতা উভয়
[ঘ] মালিক
২১৯. ক্রেডিট নোট কার নিকট পাঠানো হয়? (জ্ঞান)
✅ ক্রেতা
[খ] বিক্রেতা
[গ] ফরমায়েশদাতা
[ঘ] পণ্য সরবরাহকারী
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
২২০. একজন বিক্রেতা হিসেবে জনাব রহমান যে দলিলগুলো প্রস্তুত করে থাকেন- (প্রয়োগ)
i. চালান
ii. ক্রেডিট ভাউচার
iii. ক্রেডিট নোট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২১. চালানকে উৎস দলিলরূপে ব্যবহার করা যায়- (অনুধাবন)
i. ক্রয় জাবেদা
ii. বিক্রয় জাবেদা
iii. খতিয়ান বই
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২২. চালান ব্যবহাফর করা হয়- (অনুধাবন)
i. ক্রয় তথ্য জানার জন্য
ii. বিক্রয় তথ্য জানার জন্য
iii. কারবারি বাট্টা তথ্য জানার জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২৩. চালানে উল্লেখ থাকে- (অনুধাবন)
i. পণ্যের পরিমাণ
ii. মূল্য পরিশোধের শর্ত
iii. ক্রেতা ও বিক্রেতার নাম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২৪. ক্রেডিট ভাউচারকে নগদান বইয়ে ডেবিট দিকে হিসাবভুক্ত করার কারণ- (অনুধাবন)
i. ক্রেডিট ভাউচারে নগদ বিক্রয় লিপিবদ্ধ থাকে
ii. ক্রেডিট ভাউচারে নগদ ব্যয় লিপিবদ্ধ থাকে
iii. ক্রেডিট ভাউচারে নগদ আয় লিপিবদ্ধ থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[খ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২৫. ডেবিট নোটে উল্লেখ থাকতে হবে- (অনুধাবন)
i. মালের বিবরণ
ii. ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর
iii. প্রাপকের নাম ও ঠিকানা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২৬. ডেবিট নোট ইস্যু করলে ক্রেতার আর্থিক অবস্থায় পরিবর্তন সাধিত হয়- (অনুধাবন)
i. মালিকানা স্বত্ব বৃদ্ধি
ii. সম্পত্তি হ্রাস
iii. দায় হ্রাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[খ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২৭. ক্যাশমেমোর উপরিভাগে মুদ্রিত থাকে- (অনুধাবন)
i. বিক্রয় প্রতিষ্ঠানের নাম
ii. বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রেতার স্বাক্ষর
iii. বিক্রয় প্রতিষ্ঠানের ঠিকানা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২৮. ক্যাশমেমো তিন কপির মধ্যে- (অনুধাবন)
i. মূলকপি ক্রেতাকে দেয়া হয়
ii. এক কপি হিসাব বিভাগে থাকে
iii. এক কপি বিক্রয় বিভাগে থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৯ ও ২৩০নং প্রশ্নের উত্তর দাও:
জনাব নির্মলেন্দু সেন একজন সফল ব্যবসায়ী। ২০১৫ সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো ঘটেছিল:
জানুয়ারি ১:পণ্য ক্রয় ৩,০০০ টাকা এবং পণ্য বিক্রয় ৭,০০০ টাকা।
জানুয়ারি ১২:পণ্য ক্রয়ের জন্য জনাব হায়দারের নিকট ফরমায়েশপত্র প্রদান করা হলো ১৫,০০০ টাকা।
জানুয়ারি ১৮:৩,০০০ টাকা বেতনে একজন দক্ষ হিসাবরক্ষক নিয়োগ করা হলো।
জানুয়ারি ২৫:পণ্য ফেরত দেয়া হলো ৫০০ টাকা।
২২৯. ২৫ তারিখের লেনদেনটির জন্য জনাব নির্মলেন্দু সেন কোন দলিলটি প্রস্তুত করবেন? (প্রয়োগ)
✅ ডেবিট নোট
[খ] ক্রেডিট নোট
[গ] ডেবিট ভাউচার
[ঘ] ক্রেডিট ভাউচার
২৩০. উক্ত দলিল প্রস্তুত করার যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. ক্রয়কৃত পণ্য ফরমায়েশ অনুযায়ী না হওয়া
ii. ক্রয়কৃত পণ্য নিম্নমানের হওয়া
iii. ক্রেতাকে তার হিসাব ক্রেডিট করার কথা জানানো
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩১. ক্রেডিট ভাউচারে কয়জনের স্বাক্ষর থাকে?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫
২৩২. ভাউচার সাধারণত কে প্রস্তুত করেন?
[ক] ব্যবস্থাপক
[খ] মালিক
[গ] হিসাবরক্ষক
✅ ক্যাশিয়ার
২৩৩. হিসাবরক্ষণের মূল ভিত্তি কোনটি?
[ক] ঘটনা
✅ লেনদেন
[গ] জাবেদা
[ঘ] নগদান বই
২৩৪. কী হতে লেনদেনের উৎপত্তি?
[ক] ঘটনা থেকে
[খ] আদান-প্রদান থেকে
[গ] প্রাপ্তি ও প্রদান থেকে
✅ অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে
২৩৫. দ্বৈত স্বত্বা লেনদেনের একটি-
[ক] সুবিধা
[খ] প্রয়োজনীয়তা
[গ] উদ্দেশ্য
✅ বৈশিষ্ট্য
২৩৬. হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রধান উপাদান কোনটি?
✅ লেনদেন
[খ] দুতরফা দাখিলা
[গ] হিসাব
[ঘ] জাবেদা
২৩৭. দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম বিনিময়ের ফলে কী সৃষ্টি হয়?
[ক] ব্যবসায়িক সম্পর্ক
[খ] ব্যবসয়িক সমৃদ্ধি
[গ] ব্যবসায়িক পরিবর্তন
✅ ব্যবসায়িক লেনদেন
২৩৮. কোনটিকে অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়?
[ক] ক্রয়
[খ] বিক্রয়
✅ অবচয়
[ঘ] বেতন
২৩৯. ঘটনা ও লেনদেনের মধ্যে সম্পর্ক কী?
[ক] একই অর্থবোধক
✅ একই অর্থবোধক নয়
[গ] একটি আরেকটির পরিপূরক
[ঘ] পৃথক পৃথক হিসাব
২৪০. ব্যক্তিগত অর্থ হারিয়ে গেলে ব্যবসায়ে কী প্রভাব পড়ে?
[ক] ব্যবসায়ের কোন ক্ষতি হয় না
[খ] ব্যবসায়ের সম্পদ হ্রাস পায়
[গ] ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়
✅ ব্যবসায়ের জন্য লেনদেন হয় না
২৪১. হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয় কোনটি?
[ক] সম্পত্তি
[খ] ঘটনা
✅ অর্থ সম্পর্কীয় ঘটনা
[ঘ] বিনিময়
২৪২. কোনটি ব্যবসায়িক লেনদেন?
✅ অর্ডার অনুযায়ী ৫,০০০ টাকার পণ্য সরবরাহ করা হলো
[খ] ২০,০০০ টাকা ব্যয়ে ব্যবসায়ের নতুন শাখা খোলা হবে
[গ] ৩,৫০০ টাকা বেতনে কর্মচারী নিয়োগ দেয়া হলো
[ঘ] মালিকের ব্যক্তিগত জমি বিক্রয় ২,০০,০০০ টাকা
২৪৩. নিচের কোনটি ঐতিহাসিক ঘটনা?
[ক] অনাদায়ী পাওনা
✅ অনাদায়ী পাওনা সঞ্চিতি
[গ] আগুনে পণ্য বিনষ্ট
[ঘ] ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকের মৃত্যু
২৪৪. কোন লেনদেনটি ভবিষ্যৎ সম্ভাব্য ঘটনা?
[ক] আসবাবপত্র অবচয়
[খ] ইজারা সম্পত্তি
✅ দেনাদারের বাট্টা সঞ্চিতি
[ঘ] বিক্রয়যোগ্য পণ্যের মুনাফা
২৪৫. ক্রয় ব্যবস্থাপককে ৩,০০,০০০ টাকার পণ্য ক্রয়ের নির্দেশ দেওয়া হলো- এটি কোন ধরনের লেনদেন?
[ক] দৃশ্যমান
[খ] অদৃশ্যমান
[গ] বাকিতে লেনদেন
✅ লেনদেন নয়
২৪৬. ফরমায়েশকৃত পণ্য পাওয়া গেলে এটা কী?
[ক] শুধু ঘটনা
[খ] শুধু লেনদেন
✅ ঘটনা ও লেনদেন
[ঘ] লেনদেন নয়
২৪৭. নিচের কোন ধরনের লেনদেন একই সাথে সম্পদ ও মালিকানা স্বত্ব হ্রাস করে?
[ক] ৫০,০০০ টাকার মেশিন ক্রয়
[খ] ধারে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা
[গ] স্থায়ী সম্পদ অর্জন ব্যয় ৫০,০০০ টাকা
✅ ৫০০ টাকা কু-ঋণ ধার্য করা হলো
২৪৮. তারকা চিহ্নিত ঘরে টাকার পরিমাণ হবে-
উপাদানটাকাউপাদানটাকা
দায়২,০০০সম্পত্তি১০,০০০
স্বত্বাধিকার*
মোট = ১০,০০০ মোট = ১০,০০০
[ক] ৭,০০০
✅ ৮,০০০
[গ] ৯,০০০
[ঘ] ১০,০০০
২৪৯. মালিকানা স্বত্ব নিচের কোনটির মাধ্যমে উপস্থাপন করা যায়?
[ক] A = L + E
[খ] L = A + E
✅ E = A - L
[ঘ] A + L = E
২৫০. নিচের কোনটির মাধ্যমে মালিকানা স্বত্ব হ্রাস পায়?
[ক] ব্যাংক হতে ঋণগ্রহণ
[খ] মূলধন বিনিয়োগ
[গ] আসবাবপত্র ক্রয়
✅ মালিক কর্তৃক উত্তোলন
২৫১. ভাউচার হিসাবভুক্ত করার সময় এতে স্বাক্ষর করেন কে?
[ক] মালিক
✅ হিসাবরক্ষক
[গ] ব্যবস্থাপক
[ঘ] ক্যাশিয়ার
২৫২. ব্যবসায় প্রতিষ্ঠানের ২,০০০ টাকা হারিয়ে গেল, এর ফলে-
i. ব্যবসায়ের আর্থিক ক্ষতি সাধিত হয়েছে
ii. ম্যানেজারের আর্থিক ক্ষতি হয়েছে
iii. দৃশ্যমান লেনদেন সম্পন্ন হয়েছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫৩. লেনদেনের দ্বৈত স্বত্ত্বা বলতে বোঝায়-
i. এক পক্ষ সুবিধা গ্রহণ করে
ii. অন্য পক্ষ সুবিধা প্রদান করে
iii. উভয় পক্ষ সুবিধা গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫৪. পাওনাদারকে ৮০০ টাকা পরিশোধ করা হলো। এটি একটি লেনদেন, কারণ এর দ্বারা কারবারের-
i. মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে
ii. দায় হ্রাস পেয়েছে
iii. সম্পত্তি হ্রাস পেয়েছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫৫. ধারে পণ্য ক্রয় ১০,০০০ টাকা, A = L + E এর সমীকরণে-
i. L বৃদ্ধি পাবে ১০,০০০ টাকা
ii. A বৃদ্ধি পাবে ১০,০০০ টাকা
iii. E হ্রাস পাবে ১০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫৬. হিসাব সমীকরণের A উপাদানটির বৃদ্ধি বিপরীত প্রতিক্রিয়া হতে পারে-
i. L হ্রাস অথবা E বৃদ্ধি
ii. A হ্রাস
iii. L বৃদ্ধি অথবা E বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫৭. হিসাব সমীকরণের সম্বন্ধে সামঞ্জস্যপূর্ণ-
i. মোট সম্পদ = মোট দায়
ii. সম্পদ = দায় + স্বত্বাধিকার
iii. সম্পদ = দায় + (মূলধন + রেভিনিউ - ব্যয় - উত্তোলন)
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৫৮. মালিকানা স্বত্ব উপাদানের প্রভাববিস্তারকারী অন্যতম উপাদান-
i. আয়
ii. ব্যয়
iii. সম্পদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫৯. চালানে স্বাক্ষর থাকে-
i. ক্রেতার
ii. বিক্রেতার
iii. ব্যবস্থাপকের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৬০. চালান তৈরি করা হয়-
i. ক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য
ii. বিক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য
iii. ব্যবসায়ের সার্বিক তথ্য প্রকাশের জন্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৬১. ডেবিট নোটে উল্লেখ থাকে-
i. মালের পরিমাণ
ii. মালের দর
iii. মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬২ ও ২৬৩ নং প্রশ্নের উত্তর দাও:
মায়া ট্রেডার্স নগদ ১০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৫,০০০ টাকা, প্রদেয় হিসাব ৩,০০০ টাকা এবং ২০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করে।
২৬২. মায়া ট্রেডার্স এর E এর পরিমাণ কত টাকা?
[ক] ৩৮,০০০
[খ] ৩৫,০০০
✅ ৩২,০০০
[ঘ] ৩০,০০০
২৬৩. ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার বিবরণ কোথায় লেখা হয়?
✅ ডেবিট নোট
[খ] ডেবিট ভাউচার
[গ] ক্রেডিট নোট
[ঘ] ক্রেডিট ভাউচার
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৪ ও ২৬৫ নং প্রশ্নের উত্তর দাও:
নগদে মাল ক্রয় ৬,০০০ টাকা, আসবাবপত্র ক্রয় ৩,০০০ টাকা; আসবাবপত্রের ওপর অবচয় ধার্য করা হলো ১০০ টাকা। পাওনাদারের ১,০০০ টাকা পরিশোধ করা হলো।
২৬৪. এখানে আসবাবপত্রের প্রকৃত মূল্য কত?
[ক] ৩,০০০ টাকা
✅ ২,৯০০ টাকা
[গ] ৩,১০০ টাকা
[ঘ] ১,১০০ টাকা
২৬৫. উদ্দীপকের দ্বিতীয় লেনদেন হিসাব সমীকরণের কোন উপাদানটির পরিবর্তন ঘটেছে?
✅ A
[খ] L
[গ] P
[ঘ] A ও L
0 Comments:
Post a Comment