SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১১ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
হিসাববিজ্ঞান
একাদশ অধ্যায়
পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য

Class 9-10 Accounting MCQ Question and Answer. SSC Accounting MCQ Question and Answer for SSC Exam Preparation. SSC Hisab Biggan mcq Proshno Uttor. Hisab Biggan MCQ Question and Answer.
Accounting
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

📚 পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি ✍️
● ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ
প্রকৃত লাভ বা লোকসান নির্ণয়ের জন্য প্রয়োজন হলো পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ করা। পণ্যের ক্রয়মূল্যের সাথে জড়িত খরচগুলোকে যোগ করে পণ্যের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়। ক্রয়মূল্যের সাথে পণ্যকে বিক্রয় উপযোগী করার যাবতীয় খরচসমূহ এবং প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়।

● ক্রয়মূল্য নিরূপণ
বিক্রেতাকে দেয়া প্রদত্ত অর্থের সাথে ক্রেতার গুদাম পর্যন্ত পণ্য পৌঁছানো বাবদ যে সমস্ত আনুষঙ্গিক খরচ সংঘটিত হয়ে থাকে তার যোগফলের সমষ্টিই হচ্ছে ক্রয়মূল্য। ক্রয়মূল্যের (বিক্রেতাকে প্রদত্ত মূল্য) সাথে জাহাজ বা রেল ভাড়া, প্যাকিং খরচ, আমদানি শুল্ক, ডক চার্জ, বিমা খরচ, কুলি খরচ ইত্যাদি যোগ করে প্রকৃত ক্রয়মূল্য নির্ধারণ করা হয়।

● বিক্রয়মূল্য নিরূপণ
ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যকে বিক্রয় উপযোগী করে তোলার জন্য অর্থাৎ ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত ক্রয়মূল্যের সাথে অন্যান্য পরোক্ষ খরচ যেমন: দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ, বিজ্ঞাপন, পরিবহন খরচ ইত্যাদি যোগ করে মোট ব্যয় নির্ধারণ করা হয়। এই মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়।

● উৎপাদন ব্যয়ের ধারণা ও তাৎপর্য
স্বাভাবিকভাবে কোনো পণ্য উৎপাদন বা অর্জন করতে যে ব্যয় হয় তার সমষ্টিই হচ্ছে উৎপাদন ব্যয়। কোনো পণ্য বা সেবা সৃষ্টি বা উৎপাদন করতে যে মূল্য ত্যাগ করতে হয় বা খরচ হয় তাকেই উৎপাদন ব্যয় বলা হয়। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করার মাধ্যমে প্রত্যাশিত মুনাফা অর্জন করা। সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ নির্ভর করে সঠিকভাবে কোনো দ্রব্য বা সেবার মোট ব্যয় নির্ধারণের উপর।

● উৎপাদন ব্যয়ের উপাদান
যে সকল উপকরণ ব্যয় এবং আনুষঙ্গিক উপখরচ নিয়ে পণ্যের বা সেবা কর্মের মোট উপাদান ব্যয় গঠিত হয় তাদের প্রত্যেকটিকে ব্যয়ের উপাদান বলা হয়। ব্যয়ের প্রকৃত উপাদান তিনটি।

● উৎপাদনের মোট ব্যয়ের বিশ্লেষণ
মূখ্য ব্যয় = প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম + প্রত্যক্ষ খরচ
উৎপাদন ব্যয় = মূখ্য ব্যয় + কারখানা উপরিব্যয়
রূপান্তর ব্যয় = প্রত্যক্ষ শ্রম + কারখানা উপরিব্যয়
মোট ব্যয় = উৎপাদন ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় + বিক্রয় উপরিব্যয়
বিক্রয় মূল্য = মোট ব্যয় + প্রত্যাশিত ব্যয়

● উৎপাদন ব্যয়ের উপাদানগুলোর সংক্ষিপ্ত বর্ণনা
১. কাঁচামাল:
i. প্রত্যক্ষ কাঁচামাল: যে কাঁচামাল উৎপাদিত পণ্যের প্রধান উপাদান এবং এর খরচ সহজে ও সরাসরিভাবে উৎপাদিত দ্রব্যের ব্যয় রূপে চি‎হ্নিত করা যায় তাই প্রত্যক্ষ কাঁচামাল। যেমন: বই উৎপাদনে কাগজ, চিনির জন্য ইক্ষু ইত্যাদি।
ii. পরোক্ষ কাঁচামাল: প্রত্যক্ষ কাঁচামাল বাদে অন্যান্য সমস্ত ধরনের মালামালই পরোক্ষ কাঁচামাল। অর্থাৎ যে সব কাঁচামাল উৎপাদনের জন্য সরাসরি জড়িত নয়। যেমন: শার্ট তৈরিতে সুতা ও বোতাম।

২. শ্রম বা মজুরি:
i. প্রত্যক্ষ শ্রম বা মজুরি: যে সব কারখানা শ্রমিক কাঁচামাল থেকে পণ্যকে সম্পূর্ণ উৎপাদনের দিকে নিয়ে যায় বা যারা আংশিক উৎপাদন স্তর থেকে আরম্ভ করে উৎপাদনটিকে পূর্ণতা দিয়ে থাকে তাদের মজুরিকে প্রত্যক্ষ মজুরি বলে। যেমন: পাটকলে শ্রমিকের মজুরি।
ii. পরোক্ষ শ্রম বা মজুরি: যেসব শ্রমিক সরাসরিভাবে উৎপাদন কার্যে জড়িত নয় তবে উৎপাদন কাজে সহায়তা করে তাদের শ্রমকে পরোক্ষ শ্রম বা মজুরি বলে। যেমন: গার্মেন্টস কারখানায় হেলপারের মজুরি।

৩. আরোপণযোগ্য খরচ:
i. প্রত্যক্ষ খরচ: প্রত্যক্ষ কাঁচামাল বা মজুরির আওতাভুক্ত না হয়েও যে খরচগুলো পণ্যের সাথে সরাসরি চি‎হ্নিত করা যায় তাকেই প্রত্যক্ষ খরচ বলে। যেমন: স্থাপত্য নঁকশা প্রণয়ন খরচ।
ii. পরোক্ষ খরচ: যে ব্যয় উৎপাদিত প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চি‎হ্নিত করা যায় না তাকেই পরোক্ষ ব্যয় বলে। যেমন: একটি টেবিল তৈরি করার পেরেক খরচ।

৪. উপরিব্যয়:
i. কারখানা উপরিব্যয়: কারখানায় ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ শ্রম ব্যতিত উৎপাদনের অন্যান্য যাবতীয় পরোক্ষ খরচকে কারখানা উপরি খরচ বলা হয়। যেমন: কারখানার ভাড়া।
ii. প্রশাসনিক উপরিব্যয়: প্রতিষ্ঠানের পরিচালনা ও অফিস ব্যবস্থাপনার সাথে জড়িত পরোক্ষ খরচসমূহকে প্রশাসনিক খরচ বা উপরিব্যয় বলা হয়। যেমন: অফিস কর্মচারীদের বেতন।
iii. বিক্রয় উপরিব্যয়: তৈরি মাল বিক্রয় এবং বিতরণের জন্য প্রয়োজনীয় যাবতীয় খরচকে বিক্রয় ও বিলি খরচ বলে। যেমন: বিজ্ঞাপন, প্রচার, গাড়ি ভাড়া বাবদ ব্যয় ইত্যাদি।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোন ব্যয় সমূহের সমষ্টি কারখানা উপরিব্যয়?
[ক] প্রত্যক্ষ কাঁচামাল + পরোক্ষ কাঁচামাল + পরোক্ষ মজুরী
✅ পরোক্ষ কাঁচামাল + পরোক্ষ মজুরী + কারখানার ভাড়া ও বিদ্যুৎ
[গ] পরোক্ষ মজুরী + আসবাবপত্রের অবচয় + যন্ত্রপাতির মেরামত
[ঘ] কারখানার ভাড়া + অফিসের ভাড়া + দোকানের ভাড়া

২. মি. কালাম একজন ঠিকাদার। তার ঠিকাদারী ব্যবসায়ে যে খরচগুলো সংঘটিত হয় তা হল-
i. যন্ত্রপাতির অবচয়
ii. টেন্ডার প্রাপ্তির জন্য বিশেষ খরচ
iii. আসবাবপত্রের মেরামত
কোনটি প্রত্যক্ষ খরচ?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩. জুতা তৈরির ক্ষেত্রে আরোপনযোগ্য খরচ কোনটি?
[ক] চামড়া ক্রয়
[খ] আঠা ক্রয়
✅ ছাঁচ বা ফর্মা
[ঘ] সেলাইয়ের সুতা

নিচের তথ্যাবলি অবলম্বন করে ৪, ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
মুখ্য ব্যয় ৫০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ১০,০০০ টাকা, প্রশাসনিক উপরিব্যয় ৫,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ৩,০০০ টাকা এবং মুনাফা মোট ব্যয়ের ২০%।

৪. বিক্রয়ের পরিমাণ কত?
✅ ৮১,৬০০ টাকা
[খ] ৮৩,৭০০ টাকা
[গ] ৮৪,৫০০ টাকা
[ঘ] ৯৮,৫০০ টাকা

৫. মুনাফার পরিমাণ কত?
[ক] ১২,৬০০ টাকা
✅ ১৩,৬০০ টাকা
[গ] ১৫,৬০০ টাকা
[ঘ] ১৮,৬০০ টাকা

৬. মোট উপরিব্যয় কত?
[ক] ১২,০০০ টাকা
✅ ১৮,০০০ টাকা
[গ] ৫৮,০০০ টাকা
[ঘ] ৬৮,০০০ টাকা

৭. অফিস উপরিব্যয়-
i. টেলিফোন বিল
ii. শোরুম ভাড়া
iii. মনিহারি দ্রব্যাদি ক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮. কোনটি বিক্রয় উপরিব্যয়?
✅ পণ্যের নমুনা বিতরণ
[খ] কারখানার ভাড়া
[গ] আসবাবপত্রের মেরামত
[ঘ] অফিসের বিদ্যুৎ বিল

৯. উৎপাদন ব্যয়-
[ক] বিক্রয়যোগ্য পণ্য + তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ
[খ] বিক্রয়যোগ্য পণ্য + তৈরি পণ্যের সমাপনী মজুদ
✅ বিক্রয়যোগ্য পণ্য - তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ
[ঘ] বিক্রয়যোগ্য পণ্য - তৈরি পণ্যের সমাপনী মজুদ

১০. বই প্রকাশনী প্রতিষ্ঠানে কাগজ ক্রয়-
✅ প্রত্যক্ষ কাঁচামাল
[খ] পরোক্ষ কাঁচামাল
[গ] কারখানা উপরিব্যয়
[ঘ] অফিস উপরিব্যয়

১১. প্রত্যক্ষ খরচ কোনটি?
✅ ডক চার্জ
[খ] ব্যাংক চার্জ
[গ] রপ্তানি শুল্ক
[ঘ] বিক্রয় পরিবহন

১২. নীলাচল ট্রেডার্সের সিমেন্টের ক্রয়মূল্য ২,২৫,০০০ টাকা; কুলি খরচ ১,৫০০ টাকা; ট্রাকভাড়া ২০,০০০ টাকা এবং গুদাম ভাড়া ৫,০০০ টাকা। নীলাচল ট্রেডার্সের মুখ্য ব্যয় কত টাকা?
[ক] ২,২৬,৫০০
[খ] ২,৩০,০০০
✅ ২,৪৬,৫০০
[ঘ] ২,৫১,৫০০

১৩. রংপুরের আবিদ চট্টগ্রাম থেকে ৫,০০০ লিটার সয়াবিন তেল ১২০ টাকা দরে ক্রয় করেন। ট্রাক ভাড়া দেন ১৫,০০০টাকা, কুলি খরচ ১,২০০ টাকা পরিশোধ করেন। আবিদের সয়াবিন তেলের মোট ক্রয় মূল্য কত?
[ক] ৬,০০,০০০ টাকা
[খ] ৬,০১,২০০ টাকা
[গ] ৬,১৫,০০০ টাকা
✅ ৬,১৬,০০০ টাকা

১৪. কোনটি কারখানার উপরিব্যয়?
[ক] শ্রমিকের মজুরি
[খ] যন্ত্রপাতি অবচয়
✅ আপ্যায়ন খরচ
[ঘ] বিজ্ঞাপন খরচ

১৫. পণ্য তৈরিতে কোনটি সহায়ক উপাদান হিসাবে কাজ করে?
[ক] প্রত্যক্ষ কাঁচামাল
[খ] শ্রমিকের মজুরি
✅ পরোক্ষ কাঁচামাল
[ঘ] ক্রয় পরিবহন

১৬. কোনটি নির্ধারণে উৎপাদন ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
✅ বিক্রয় মূল্য
[খ] ক্রয় মূল্য
[গ] প্রশাসনিক উপরিব্যয়
[ঘ] বিক্রয় উপরিব্যয়

১৭. ঢেউটিন তৈরির প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?
✅ লোহার পাত
[খ] লোহা
[গ] পেরেক
[ঘ] স্টিলের পাত

১৮. বিক্রয় উপরিব্যয় কোনটি?
[ক] ডাক ও তার খরচ
[খ] ছাপা খরচ
[গ] পৌরকর
✅ বিজ্ঞাপন

১৯. মোট মুনাফা বলতে কী বোঝায়?
✅ বিক্রয়-ক্রয়
[খ] পরিচালন মুনাফা + পরিচালন ব্যয়
[গ] বিক্রিত পণ্যের ব্যয় + প্রারম্ভিক মজুদ পণ্য
[ঘ] নিট মুনাফা-পরিচালন ব্যয়

২০. কোনটি বিক্রয় উপরিব্যায়?
[ক] কারখানা ভাড়া
✅ পণ্যের নমুনা বিতরণ
[গ] আসবাবপত্রের মেরামত
[ঘ] অফিসের বিদ্যুৎ বিল

২১. পৌরকর কোনটি?
✅ কারখানা উপরিব্যয়
[খ] প্রশাসনিক উপরিব্যয়
[গ] বিক্রয় উপরিব্যয়
[ঘ] প্রত্যক্ষ খরচ

২২. উৎপাদনের ক্ষেত্রে কোনটি প্রত্যক্ষ খরচ?
[ক] ভাড়া
[খ] বেতন
[গ] বিজ্ঞাপন
✅ প্যাকিং খরচ

২৩. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ?
[ক] বিদ্যুৎ বিল
✅ যাতায়াত খরচ
[গ] প্যাকিং খরচ
[ঘ] বেতন প্রদান

২৪. কোনটি কারখানা উপরিব্যয়?
✅ পৌরকর
[খ] অফিসের ভাড়া
[গ] ডাক ও তার
[ঘ] ফোরম্যানের বেতন

২৫. প্রত্যক্ষ খরচ কোনটি?
[ক] বিজ্ঞাপন
[খ] বাট্টা
[গ] মনিহারী
✅ আন্তঃপরিবহন

২৬. পণ্য ক্রয়ের সাথে কোনটি করা হয় না?
[ক] ক্রয় পরিবহন
[খ] আমদানি শুল্ক
[গ] ডক চার্জ
✅ বিজ্ঞাপন

২৭. পরিচালনা আয় হলো-
[ক] আসবাপত্র বিক্রয়
[খ] ধারে পণ্য বিক্রয়
[গ] নগদে পণ্য বিক্রয়
✅ ধারে ও নগদে পণ্য বিক্রয়

২৮. কোনটি বিক্রয় উপরিব্যয়?
✅ অনাদায়ী পাওনা
[খ] কারখানা ভাড়া
[গ] আসবাবপত্রের মেরামত
[ঘ] আপ্যায়ন খরচ

২৯. কোনটি কারখানা উপরিব্যয়?
✅ পৌরকর
[খ] বিক্রয় ব্যবস্থাপকের বেতন
[গ] ডাক ও তার
[ঘ] বিজ্ঞাপন

৩০. প্রশাসনিক উপরিব্যয়-
i. ছাপা ও মনিহারি
ii. অফিসের বিদ্যুৎ বিল
iii. নমুনা বিতরণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. স্থাপত্য নকশা প্রণয়ন খরচ হলো-
i. প্রত্যক্ষ মজুরি
ii. পরোক্ষ মজুরি
iii. আরোপনযোগ্য খরচ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
কাঁচামাল ৮০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ২০,০০০ টাকা, প্রত্যক্ষ অন্যান্য খরচ ২০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির ৪০% এবং মুনাফা মোট ব্যয়ের ২০%।

৩২. কারখানা উপরিব্যয় কত টাকা?
✅ ৮,০০০ টাকা
[খ] ১,০৮,০০০ টাকা
[গ] ১,১৮,০০০ টাকা
[ঘ] ১,২৮,০০০ টাকা

৩৩. বিক্রয় উপরিব্যয় ১২,০০০ টাকা হলে মুনাফা কত?
✅ ২৮,০০০ টাকা
[খ] ১,২৮,০০০ টাকা
[গ] ১,৪৮,০০০ টাকা
[ঘ] ১,৬৮,০০০ টাকা

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব কাউছার ১০০০টি বলপেন ৬০০০ টাকায় ক্রয় করে এর জন্য ২০০ টাকা যাতায়াত খরচ এবং অন্যান্য ব্যয় ১০০ টাকা প্রদান করেন।

৩৪. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে প্রতিটি বলপেনের ক্রয়মূল্য কত?
[ক] ৬. ০০ টাকা
[খ] ৬. ১০ টাকা
✅ ৬. ২০ টাকা
[ঘ] ৬. ৩০ টাকা

৩৫. উপর্যুক্ত আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধির ফলে-
i. ক্রয়মূল্য বাড়বে
ii. বিক্রয়মূল্য বাড়বে
iii. ভোক্তা প্রভাবিত হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৬-৩৮নং প্রশ্নের উত্তর দাও:
জনাব রব কেক প্রস্তুকারক। তিনি ৫০ কেজি কেক প্রস্তুতের জন্য ৫,০০০ টাকার ময়দা, ৩,০০০ টাকার চিনি, ৫,০০০ টাকার তৈল ও ঘি ক্রয় করেন। তাছাড়া মজুরি বাবদ ২,৫০০ টাকা, কারখানার বিদ্যুৎ বিল ২,০০০ টাকা এবং যন্ত্রপাতির মেরামত বাবদ ৩,০০০ টাকা ব্যয় করেন।

৩৬. কেক প্রস্তুতের মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
[ক] ২০,৫০০ টাকা
✅ ১৫,৫০০ টাকা
[গ] ১৩,০০০ টাকা
[ঘ] ৭,৫০০ টাকা

৩৭. জনাব রবের কারখানা উপরিব্যয়ের পরিমাণ কত?
[ক] ১২,৫০০ টাকা
[খ] ৭,৫০০ টাকা
✅ ৫,০০০ টাকা
[ঘ] ২,৫০০ টাকা

৩৮. কেজি প্রতি ৪০ টাকা মুনাফা হলে ১ কেজি কেকের বিক্রয়মূল্য কত?
[ক] ৫০০ টাকা
✅ ৪৫০ টাকা
[গ] ৪১০ টাকা
[ঘ] ৩৫০ টাকা

ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৩৯. প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্য কী? (জ্ঞান)
[ক] মোট ব্যয় নির্ণয়
[খ] মোট দায় নির্ণয়
✅ প্রকৃত লাভ লোকসান নির্ণয়
[ঘ] মোট লাভ লোকসান নির্ণয়

৪০. প্রকৃত লাভ লোকসান নির্ণয়ে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
✅ পণ্যের সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করা
[খ] পণ্যের গুণগতমান ঠিক রাখা
[গ] পণ্যের মোড়ক আকর্ষণীয় করা
[ঘ] কম্পিউটারের মাধ্যমে হিসাব রাখা

৪১. ক্রয়কৃত পণ্যের মূল্যের সাথে সরাসরি জড়িত খরচসমূহ যোগ করে কী পাওয়া যায়? (জ্ঞান)
[ক] বিক্রয়মূল্য
[খ] মুখ্য ব্যয়
✅ ক্রয়মূল্য
[ঘ] মোট ব্যয়

৪২. ক্রয় মূল্যের সাথে ব্যবসায়ের অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করলে কী পাওয়া যায়? (অনুধাবন)
[ক] প্রত্যক্ষ ক্রয়মূল্য
[খ] নিট মুনাফা
[গ] মোট ক্রয়মূল্য
✅ মোট বিক্রয় মুল্য

৪৩. পণ্যের ক্রয়মূল্যের সাথে পণ্য বিক্রয় উপযোগী করার খরচ এবং মুনাফা যোগ করে কী নির্ণয় করা হয়? (জ্ঞান)
[ক] ক্রীত পণ্যের মোট ব্যয়
[খ] বিক্রীত পণ্যের মোট ব্যয়
✅ বিক্রয়মূল্য
[ঘ] বিক্রয় ব্যয়

৪৪. কোন উদ্দেশ্যে উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ অত্যন্ত জরুরি? (জ্ঞান)
[ক] ভোগের
[খ] সম্পদ অর্জনের
✅ ব্যবসায়িক
[ঘ] মজুদের

৪৫. কখন পণ্য সামগ্রী উৎপাদন, ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হয়? (জ্ঞান)
✅ সঠিকভাবে মূল্য নির্ধারণ করতে না পারলে
[খ] সঠিক সময়ে পণ্য দ্রব্য সরবরাহ করতে না পারলে
[গ] পণ্যের গুণগত মান ঠিক করতে না পারলে
[ঘ] চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে না পারলে

৪৬. কীভাবে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই স্বার্থ সংরক্ষণ করা যায়? (অনুধাবন)
[ক] সঠিক ভাবে উৎপাদন ব্যয় নির্ণয়ের মাধ্যমে
[খ] সঠিক ভাবে ক্রয়মূল্য নির্ণয়ের মাধ্যমে
✅ সঠিক ভাবে বিক্রয়মূল্য নির্ণয়ের মাধ্যমে
[ঘ] সঠিক ভাবে মুনাফা নির্ণয়ের মাধ্যমে

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৪৭. ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবরক্ষণের উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. সঠিক ক্রয়মূল্য নির্ধারণ
ii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ
iii. প্রকৃত লাভ লোকসান নির্ণয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৮. প্রকৃত লাভ লোকসান নির্ণয় তখনই সম্ভব যখন- (অনুধাবন)
i. পণ্যের সঠিক ক্রয়মূল্য নির্ধারণ করা যায়
ii. পণ্যের সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করা যায়
iii. পণ্যের সঠিক উৎপাদন ব্যয় নির্ণয় করা যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. পণ্যের ক্রয়মূল্য নির্ধারণের জন্য প্রয়োজন হয়- (অনুধাবন)
i. পণ্যের ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ
ii. গুদাম পর্যন্ত পৌঁছানোর যাবতীয় ব্যয়সমূহ
iii. পরোক্ষ খরচসমূহ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫০. পণ্যদ্রব্যের যথাযথ মূল্য নির্ধারণ না করা হলে- (অনুধাবন)
i. ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা থাকে
ii. ব্যবসায়ে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়
iii. ক্রেতা ও বিক্রেতা উভয়েরই স্বার্থ বিনষ্ট হতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫১. ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রয়োজন হয়- (অনুধাবন)
i. সঠিক উৎপাদন ব্যয় নির্ণয়
ii. সঠিক ক্রয়মূল্য নির্ধারণ
iii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

ক্রয়মূল্য নিরূপণ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৫২. সাধারণভাবে ক্রয়মূল্য বলতে কী বোঝায়? (জ্ঞান)
[ক] পণ্য অর্জনে যে মূল্য প্রদান করা হয়ে থাকে
✅ পণ্য ক্রয়ের সময় বিক্রেতাকে যে মূল্য প্রদান করা হয়ে থাকে
[গ] পণ্য বিক্রয়ের সময় বিক্রেতাকে যে মূল্য প্রদান করা হয়
[ঘ] পণ্য উৎপাদনে ব্যয়িত অর্থ

৫৩. পণ্যের ক্রয়মূল্য বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] পণ্যের প্রকৃত দাম
✅ পণ্যের প্রকৃত দাম ও ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ
[গ] পণ্যের ক্রয়মূল্য ও প্রতিষ্ঠানের অন্যান্য খরচ
[ঘ] পণ্যের ক্রয় ও বিক্রয় সংক্রান্ত খরচের সমষ্টি

৫৪. প্রকৃত অর্থে বিক্রেতাকে দেয়া প্রদত্ত অর্থের সাথে ক্রেতার গুদাম পর্যন্ত পণ্য পৌঁছানো বাবদ যে সমস্ত আনুষঙ্গিক খরচ সংঘটিত হয়ে থাকে তার যোগফলের সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
✅ ক্রয়মূল্য
[খ] বিক্রয়মূল্য
[গ] উৎপাদন ব্যয়
[ঘ] মোট ব্যয়

৫৫. ক্রেতার দোকান বা গুদামে পৌঁছানো পর্যন্ত যে সমস্ত খরচগুলো সংঘটিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] আরোপণ খরচ
[খ] পরোক্ষ খরচ
✅ প্রত্যক্ষ খরচ
[ঘ] বিক্রয় খরচ

৫৬. ক্রয়কৃত পণ্যের দামের সাথে নিচের কোনটি যোগ করে ক্রয়মূল্য নিরূপণ করা হয়? (অনুধাবন)
✅ প্রত্যক্ষ খরচ
[খ] পরোক্ষ খরচ
[গ] আরোপণ খরচ
[ঘ] বিক্রয় খরচ

৫৭. সাধারণত পণ্য ক্রয়ের সময় বিক্রেতাকে যে মূল্য প্রদান করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ খরচ
✅ ক্রয়মূল্য
[গ] মূখ্য ব্যয়
[ঘ] মোট ব্যয়

৫৮. প্রকৃত অর্থে পণ্যের ক্রয়মূল্য বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] পণ্যের প্রকৃত দাম ও অন্যান্য খরচ
✅ পণ্যের প্রকৃত দাম ও ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচের সমষ্টি
[গ] পণ্যের ক্রয়মূল্য ও প্রতিষ্ঠানের অন্যান্য খরচ
[ঘ] পণ্য ক্রয় ও বিক্রয় সংক্রান্ত খরচের সমষ্টি

৫৯. ক্রীত পণ্যের ক্রয়মূল্য নিরূপণে কোনটি যোগ করা হয়? (জ্ঞান)
[ক] কমিশন
[খ] বেতন
[গ] ভাড়া
✅ কুলি খরচ

৬০. প্রকৃতপক্ষে পণ্যের দাম এবং পণ্যের বিক্রয় স্থান পর্যন্ত পৌঁছানোর যাবতীয় খরচের সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
✅ ক্রয়মূল্য
[খ] বিক্রীত পণ্যের ব্যয়
[গ] বিক্রয়মূল্য
[ঘ] মোট ব্যয়

৬১. ক্রয়কৃত পণ্যের দামের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে কী পাওয়া যায়? (জ্ঞান)
[ক] বিক্রয়মূল্য
✅ ক্রয়মূল্য
[গ] মোট আয়
[ঘ] মোট ব্যয়

৬২. পণ্যের ক্রয়মূল্যের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ খরচসমূহ যোগ করলে কী পাওয়া যায়? (জ্ঞান)
[ক] মোট বিক্রয়মূল্য
[খ] নিট মুনাফা
✅ মোট ব্যয়
[ঘ] প্রত্যক্ষ খরচ

৬৩. পণ্যের বিক্রয়মূল্য থেকে মুনাফা বাদ দিলে কী পাওয়া যায়? (জ্ঞান)
[ক] বিক্রয়মূল্য
✅ ক্রয়মূল্য
[গ] বাজার মূল্য
[ঘ] উৎপাদন মূল্য

৬৪. মি. জয় প্রকাশ ১,০০০ পিস শার্ট প্রতিটি ৮০০ টাকা দরে ক্রয় করেন। তিনি কুলি মজুরি ২,০০০ টাকা, পরিবহন ব্যয় ১,০০০ টাকা এবং দোকান ভাড়া ৫,০০০ টাকা প্রদান করেন। ক্রয়মূল্য কত? (প্রয়োগ)
[ক] ৮,০০,০০০ টাকা
[খ] ৮,০১,০০০ টাকা
[গ] ৮,০২,২০০ টাকা
✅ ৮,০৩,০০০ টাকা

৬৫. জনাব আরমান একজন ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম থেকে ৫,০০০ লিটার সয়াবিন তৈল ১২০ টাকা লিটার দরে ক্রয় করেন। ট্রাক ভাড়া ২০,০০০ টাকা হলে ক্রয়কৃত তৈলের মোট ক্রয়মূল্য কত? (প্রয়োগ)
[ক] ৬,০০,০০০ টাকা
✅ ৬,২০,০০০ টাকা
[গ] ৬,৪০,০০০ টাকা
[ঘ] ৬,৫০,০০০ টাকা

৬৬. ভোলার একজন ব্যবসায়ী ঢাকা থেকে প্রতি বান্ডেল ৫,০০০ টাকা দরে ২০ বান্ডেল ঢেউটিন ক্রয় করল। বান্ডেল প্রতি ১০ টাকা লঞ্চ ভাড়া, ৫ টাকা ঠেলাগাড়ি ভাড়া এবং ৫ টাকা কুলির মজুরি পরিশোধ করা হলো। ২০ বান্ডেল টিনের ক্রয় মূল্য কত হবে? (প্রয়োগ)
[ক] ১,০০,০০০ টাকা
✅ ১,০০,৪০০ টাকা
[খ] ১,০০,৫০০ টাকা
[ঘ] ১,০০,৮০০ টাকা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৬৭. সাধারণভাবে ক্রয়মূল্য বলতে বোঝায়- (অনুধাবন)
i. বিক্রেতাকে প্রদত্ত মূল্য
ii. কাঁচামালের জন্য প্রদত্ত মূল্য
iii. চালান গ্রহীতাকে প্রদত্ত মূল্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. পণ্যের ক্রয়মূল্য বলতে বোঝায়- (অনুধাবন)
i. পণ্যের প্রকৃত দাম
ii. প্রতিষ্ঠানের অন্যান্য খরচ
iii. ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. পণ্যের ক্রয়মূল্য নির্ণয়ে বিক্রেতাকে দেয়া মূল্যের সাথে যোগ করা হয়- (অনুধাবন)
i. বিশেষ প্যাকিং খরচ
ii. কারবারি বাট্টা
iii. বিমা খরচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭০. ক্রয়মূল্য নির্ধারণের পণ্যের দামের সাথে যোগ করতে হয়- (অনুধাবন)
i. কুলির মজুরি
ii. পরিবহন খরচ
iii. কর, শুল্ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭১. ক্রয়মূল্য নির্ধারণে অন্তর্ভুক্ত হবে- (অনুধাবন)
i. প্যাকিং খরচ
ii. বিমা খরচ
iii. ডক চার্জ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭২. প্রত্যক্ষ খরচ হলো- (অনুধাবন)
i. বিশেষ প্যাকিং খরচ
ii. ডক চার্জ
iii. পণ্যের বিমা খরচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৩. পণ্য ক্রেতার দোকান বা গুদামে পৌঁছানো পর্যন্ত সংঘটিত খরচ- (অনুধাবন)
i. জাহাজ বা রেল ভাড়া
ii. প্যাকিং খরচ
iii. আমদানি শুল্ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৪. ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ সঠিকভাবে হিসাবভুক্ত হলে নির্ণয় করা যায়- (অনুধাবন)
i. প্রকৃত লাভ-লোকসান
ii. প্রকৃত আর্থিক অবস্থা
iii. প্রকৃত বিক্রয়মূল্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব আরিফ একজন ব্যবসায়ী। তিনি চীন থেকে মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ আমদানি করেন। তিনি ১,০০,০০০ টাকার খুচরা যন্ত্রাংশ ক্রয় করেন। ২০,০০০ টাকা আমদানি শুল্ক, ৫,০০০ টাকা কুলির মজুরি, ১০,০০০ টাকা পরিবহন ব্যয়, ১,০০০ টাকা বিক্রয়কর্মীর বেতন, ২,০০০ টাকা বিজ্ঞাপন ব্যয় ও ৫,০০০ টাকা দোকান ভাড়া পরিশোধ করেন। তিনি ২০% লাভে যন্ত্রাংশগুলো অপর একজন ব্যবসায়ী অনীক টেলিকমের নিকট বিক্রয় করেন।

৭৫. জনাব আরিফ ক্রয়কৃত পণ্যের ওপর শতকরা কত (%) আমদানি শুল্ক প্রদান করেন? (প্রয়োগ)
✅ ২০%
[খ] ১৫%
[গ] ২৫%
[ঘ] ৩৬%

৭৬. জনাব আরিফের আমদানিকৃত মোবাইল ফোনের জন্য প্রত্যক্ষ খরচের অন্তর্ভুক্ত হবে- (উচ্চতর দক্ষতা)
i. পণ্যের বহন খরচ
ii. দোকান ভাড়া
iii. আমদানি শুল্ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৭ ও ৭৮ নং প্রশ্নের উত্তর দাও:
মিসেস কাকলী একজন গম ব্যবসায়ী। তিনি ভারত থেকে প্রতি কুইন্টাল ৩০০ টাকা দরে ১০০ কুইন্টাল ও প্রতি কুইন্টাল ৩৫০ টাকা দরে ১৫০ কুইন্টাল গম ক্রয় করেন এবং কুলি খরচ প্রতি কুইন্টালে ২ টাকা প্রদান করেন। তিনি ১,০০০ টাকা আমদানি শুল্ক ও ডক চার্জ ১,২০০ টাকা দিলেন। অন্যান্য পরোক্ষ খরচ বাবদ প্রতি কুইন্টালে ৪ টাকা ও টেলিফোন খরচ ৫০ টাকা প্রদান করেন।

৭৭. প্রতি কুইন্টাল গমের ক্রয়মূল্য কত টাকা? (প্রয়োগ)
[ক] ৩৩৫ টাকা
[খ] ৩৩৮. ২০ টাকা
✅ ৩৪০. ৮ টাকা
[ঘ] ৩৪২. ৪০ টাকা

৭৮. ক্রয়কৃত পণ্যের দাম ব্যতীত মিসেস কাকলীর প্রত্যক্ষ ব্যয় কত? (প্রয়োগ)
[ক] ৫০০ টাকা
✅ ২,৭০০ টাকা
[গ] ৩,০০০ টাকা
[ঘ] ৩,৭৫০ টাকা

বিক্রয়মূল্য নিরূপণ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৭৯. মূলত কাদের জন্য ব্যবসায়ে পণ্য উৎপাদন করা হয়? (জ্ঞান)
[ক] মালিকের
[খ] কর্মচারীদের
✅ ভোক্তাদের
[ঘ] জনগণের

৮০. ক্রয়কৃত পণ্যকে বিক্রয় উপযোগী করতে কোন খরচ সংগঠিত হয়? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ খরচ
✅ পরোক্ষ খরচ
[গ] মুনাফা খরচ
[ঘ] উৎপাদন খরচ

৮১. নিচের কোনটি পরোক্ষ খরচ? (জ্ঞান)
[ক] আমদানি শুল্ক
✅ বহিঃপরিবহন খরচ
[গ] রেল ভাড়া
[ঘ] পণ্যের বিমা খরচ

৮২. ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যের মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কী পাওয়া যায়? (জ্ঞান)
[ক] উৎপাদন ব্যয়
[খ] মোট ব্যয়
[গ] মোট মুনাফা
✅ বিক্রয়মূল্য

৮৩. বিক্রয়মূল্য নির্ধারণে মোট ব্যয়ের সাথে যোগ করা হয় কোনটি? (জ্ঞান)
✅ প্রত্যাশিত মুনাফা
[খ] অর্জিত মুনাফা
[গ] বর্জিত মুনাফা
[ঘ] বোনাস

৮৪. মোট ক্রয়মূল্যের সাথে মুনাফা যোগ করলে কী পাওয়া যায়? (অনুধাবন)
[ক] নিট ক্রয়মূল্য
[খ] প্রত্যক্ষ কাঁচামাল
✅ মোট বিক্রয়মূল্য
[ঘ] নিট মুনাফা

৮৫. পণ্য বিক্রয় করার সময় যে পরিবহন খরচ প্রদান করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] বহন খরচ
✅ বহিমুর্খী বহন খরচ
[গ] আন্তঃপরিবহন খরচ
[ঘ] ভ্যান ভাড়া

৮৬. পণ্যের বিক্রয়মূল্য নিরূপণ করার জন্য কোন ব্যয় তৈরি করা খুব জরুরি? (অনুধাবন)
[ক] মূখ্য ব্যয়
[খ] প্রত্যক্ষ ব্যয়
✅ বিক্রীত দ্রব্যের মোট ব্যয়
[ঘ] কারখানার উপরিব্যয়

৮৭. উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় সংক্রান্ত খরচ যোগ করে কী পাওয়া যায়? (অনুধাবন)
[ক] নিট বিক্রয় ব্যয়
✅ বিক্রীত পণ্যের মোট ব্যয়
[গ] মূখ্য ব্যয়
[ঘ] নিট উৎপাদন ব্যয়

৮৮. মোট বিক্রয়মূল্য কোনটি? (জ্ঞান)
[ক] মোট আয় + লাভ
✅ মোট ব্যয় + লাভ
[গ] নিট আয় + লাভ
[ঘ] নিট ব্যয় + লাভ

৮৯. মোট বিক্রয়মূল্যের সূত্র কোনটি? (অনুধাবন)
✅ মোট ব্যয় - ক্ষতি
[খ] নিট ব্যয় + মুনাফা
[গ] নিট আয় + লাভ
[ঘ] মোট আয় + লাভ

৯০. কীভাবে মুনাফা নির্ণয় করা হয়? (অনুধাবন)
[ক] বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
[খ] বিক্রয়মূল্য - উৎপাদন ব্যয়
✅ বিক্রয়মূল্য - মোট ব্যয়
[ঘ] বিক্রয়মূল্য - কমিশন

৯১. বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়? (অনুধাবন)
[ক] নিট লাভ
[খ] নিট ক্ষতি
[গ] মোট লাভ
✅ মোট ক্ষতি

৯২. ক্রয়মূল্যের সাথে নিচের কোনটি যোগ করে মোট ব্যয় নির্ধারণ করা হয়? (অনুধাবন)
[ক] প্রত্যক্ষ খরচ
✅ পরোক্ষ খরচ
[গ] বিলিকরণ খরচ
[ঘ] প্রশাসনিক সংক্রান্ত খরচ

৯৩. মোট ক্রয়মূল্য থেকে ক্ষতি বাদ দিলে কোনটি পাওয়া যাবে? (অনুধাবন)
[ক] নিট ক্রয়মূল্য
[খ] নিট মুনাফা
✅ বিক্রয়মূল্য
[ঘ] মোট উৎপাদন ব্যয়

৯৪. মি. রবীন ৩০% লাভে পণ্য বিক্রয় করতে চান। ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা হলে বিক্রয়মূল্য কত? (প্রয়োগ)
[ক] ১,০০,০০০ টাকা
[খ] ১,২০,০০০ টাকা
✅ ১,৩০,০০০ টাকা
[ঘ] ১,৫০,০০০ টাকা

৯৫. জনাব শাহ আলমের ইচ্ছা বিক্রয় মূল্যের ওপর ৩৩. ৩৩% লাভে পণ্য বিক্রয় করবেন। ক্রয়মূল্য ৬০,০০০ টাকা হলে বিক্রয়মূল্য কত? (প্রয়োগ)
[ক] ৭৫,০০০ টাকা
[খ] ৮০,০০০ টাকা
✅ ৯০,০০০ টাকা
[ঘ] ৯৫,০০০ টাকা

৯৬. বিক্রীত পণ্যের ব্যয় ১৬,৮০০ টাকা। বিক্রয় মূল্যের উপর ১০% লাভ হলে বিক্রয়মূল্য কত? (প্রয়োগ)
[ক] ১৫,২০০
[খ] ১৬,৮০০
[গ] ১৭,৬৬৭
✅ ১৮,৬৬৭

৯৭. বিক্রয় ২০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৫,০০০ টাকা। বিক্রীত পণ্যের মূল্য ৫,০০০ টাকা হলে লাভ কত? (প্রয়োগ)
[ক] ৫,০০০ টাকা
[খ] ৮,০০০ টাকা
✅ ১০,০০০ টাকা
[ঘ] ১৫,০০০ টাকা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৯৮. পণ্যের মোট ব্যয় নির্ধারণের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়- (অনুধাবন)
i. প্রত্যাশিত মুনাফা
ii. পণ্যের ক্রয়মূল্য বা উৎপাদিত ব্যয়
iii. পণ্যের পরোক্ষ খরচসমূহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. পণ্যের বিক্রয়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হলো- (অনুধাবন)
i. পণ্যের প্রকৃত ক্রয়মূল্য
ii. পণ্যের পরোক্ষ খরচসমূহ
iii. পণ্যের প্রত্যাশিত মুনাফার পরিমাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০. পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করতে হলে- (অনুধাবন)
i. পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় প্রয়োজন
ii. পণ্যের মোট ব্যয় নির্ধারণ প্রয়োজন
iii. মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করা প্রয়োজন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০১. বিক্রয়মূল্য নিরূপণ করা হয়- (অনুধাবন)
i. মোট ব্যয় থেকে ক্ষতি বাদ দিয়ে
ii. মোট ব্যয়ের সাথে লাভ যোগ করে
iii. মোট ব্যয়ের সাথে ক্ষতি যোগ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০২. মুনাফা- (অনুধাবন)
i. বিক্রয়মূল্য - উৎপাদন ব্যয়
ii. বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
iii. বিক্রয়মূল্য - কমিশন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] র ,ii ও iii

১০৩. ব্যবসায়ের লাভ-ক্ষতি বের করতে হলে- (অনুধাবন)
i. ব্যবসায়ে নিয়োজিত মোট মূলধন নিরূপণ করা প্রয়োজন
ii. পণ্যের মোট ক্রয়মূল্য নিরূপণ করা প্রয়োজন
iii. পণ্যের মোট বিক্রয়মূল্য নিরূপণ করা প্রয়োজন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৪. ব্যবসায়ের প্রকৃত ফলাফল নির্ণয়ে সহায়তা করে- (অনুধাবন)
i. পণ্যের বিক্রয় খরচ
ii. পণ্যের মোট ব্যয়
iii. পণ্যের বিক্রয়মূল্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব মাসুদ একজন চাল ব্যবসায়ী। তিনি বরিশাল হতে প্রতি কুইন্টাল ১০০ টাকা টাকা দরে ২,৫০০ কুইন্টাল চাল ক্রয় করেন। চাল আনতে তার পরিবহন বাবদ ২০,০০০ টাকা, কুলি বাবদ ৫,০০০ টাকা খরচ হয়। চাল ক্রয় বাবদ তিনি ১০% ছাড় পেলেন।

১০৫. জনাব মাসুদের প্রতি কুইন্টাল চালের প্রকৃত ক্রয়মূল্য কত? (প্রয়োগ)
[ক] ৯০ টাকা
[খ] ৯৫ টাক
✅ ১০০ টাকা
[ঘ] ৯৯ টাকা

১০৬. তিনি মোট ১০,০০০ টাকা লাভ করতে চাইলে প্রতি কুইন্টাল চাল কত টাকায় বিক্রি করতে হবে? (প্রয়োগ)
[ক] ১০০ টাকা
[খ] ১০২ টাকা
[গ] ১০৩ টাকা
✅ ১০৪ টাকা

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৭ ও ১০৮ নং প্রশ্নের উত্তর দাও:
মি. জামান একজন গাড়ি ব্যবসায়ী। তিনি প্রতিটি ৩০,০০০ টাকা দামে দুটি পুরাতন অকেজো গাড়ি ক্রয় করলেন। গাড়ি দুটি চলার উপযোগী করার জন্য বিভিন্ন যন্ত্রাংশ ক্রয় করলেন ২৫,০০০ টাকা ও মেরামত বিল দিলেন ১৫,০০০ টাকা। গাড়ি দুটি বিক্রয়ের জন্যে শোরুম ভাড়া ও বিক্রয়কর্মীর কমিশন বাবদ ৫,০০০ টাকা এবং বিজ্ঞাপন বাবদ ৩,০০০ টাকা প্রদান করেন। তার লাভ হলো ৫০,০০০ টাকা।

১০৭. তার মোট ক্রয়মূল্য কত? (প্রয়োগ)
[ক] ৬০,০০০ টাকা
✅ ১,০০,০০০ টাকা
[গ] ১,০৮,০০০ টাকা
[ঘ] ১,৫৮,০০০ টাকা

১০৮. প্রতিটি গাড়ির বিক্রয় মূল্য কত? (প্রয়োগ)
[ক] ৬৭,৫০০ টাকা
[খ] ৭০,০০০ টাকা
[গ] ৭৫,০০০ টাকা
✅ ৭৯,০০০ টাকা

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৯ ও ১১০ নং প্রশ্নের উত্তর দাও:
একজন সিমেন্ট ব্যবসায়ী ১,০০০ ব্যাগ সিমেন্ট ক্রয় করেন ২,৫০,০০০ টাকা দিয়ে। এজন্য তিনি মজুরি ও গাড়িভাড়া প্রদান করেন ১২,০০০ টাকা। এছাড়া সিমেন্ট বিক্রয়ের জন্য তিনি ২,০০০ টাকা দোকান ভাড়া এবং ১,০০০ টাকা বিক্রয়কারীকে কমিশন প্রদান করেন।

১০৯. ব্যাগ প্রতি মোট ব্যয় কত? (প্রয়োগ)
[ক] ২৫০ টাকা
[খ] ২৬০ টাকা
[গ] ২৬২ টাকা
✅ ২৬৫ টাকা

১১০. প্রতি ব্যাগ সিমেন্ট কত টাকায় বিক্রয় করলে ব্যাগ প্রতি ১০. ০০ টাকা মুনাফা হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] ২৮৫ টাকা
✅ ২৭৫ টাকা
[গ] ২৬৫ টাকা
[ঘ] ২৫৫ টাকা

উৎপাদন ব্যয়ের ধারণা ও তাৎপর্য

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১১১. স্বাভাবিকভাবে কোনো পণ্য উৎপাদন বা অর্জন করতে যে ব্যয় হয় তার সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
✅ উৎপাদন ব্যয়
[খ] মোট ব্যয়
[গ] মুখ্য ব্যয়
[ঘ] উপরিব্যয়

১১২. কোনো অর্থনৈতিক সম্পদ অর্জনের জন্য যে মূল্য ত্যাগ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] উৎপাদন ব্যয়
[খ] মুখ্য ব্যয়
✅ ব্যয়
[ঘ] মোট ব্যয়

১১৩. পণ্য বা সেবা উৎপাদন বা সৃষ্টির ক্ষেত্রে যে মূল্য প্রদান বা খরচ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ খরচ
[খ] ক্রয়মূল্য
✅ উৎপাদন ব্যয়
[ঘ] ব্যয়

১১৪. ‘Finished goods’ অর্থ কী? (জ্ঞান)
[ক] শেষ পণ্য
[খ] ভালো পণ্য
✅ সমাপ্ত পণ্য
[ঘ] সমাপনী পণ্য

১১৫. কারবারি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী? (জ্ঞান)
[ক] পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ করা
[খ] কারবারের আর্থিক অবস্থা উপস্থাপন করা
[গ] উৎপাদিত পণ্যের একক ব্যয় নির্ধারণ করা
✅ উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করার মাধ্যমে প্রত্যাশিত মুনাফা অর্জন করা

১১৬. উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের মূল্য উদ্দেশ্য কী? (জ্ঞান)
[ক] উচ্চ মুনাফা করা
✅ প্রত্যাশিত মুনাফা করা
[গ] ব্যয় নির্ধারণ করা
[ঘ] মূল্যস্ফীতি কমানো

১১৭. কারবারি প্রতিষ্ঠান কীভাবে তার প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে? (অনুধাবন)
[ক] স্বল্পমূল্য কাঁচামাল ক্রয় করে
✅ উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করে
[গ] অধিক বিক্রয়মূল্য আরোপ করে
[ঘ] বিজ্ঞাপন বাদ দিয়ে

১১৮. প্রতিষ্ঠানের অত্যন্ত জরুরি কাজ কোনটি? (জ্ঞান)
[ক] ব্যয় নিয়ন্ত্রণ করা
[খ] স্বল্পমূল্যে কাঁচামাল ক্রয়
✅ উৎপাদিত দ্রব্যের মোট খরচ ও একক খরচ নির্ণয়
[ঘ] বিক্রয়মূল্য নির্ধারণ

১১৯. কারবারের উৎপাদিত দ্রব্যের মোট খরচ ও একক প্রতি ব্যয় সঠিকভাবে নির্ণয় করার কারণ কী? (অনুধাবন)
[ক] বেশি মুনাফা করা যায়
[খ] ক্ষতি কমে যায়
✅ সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করা যায়
[ঘ] শ্রমিকদের মজুরি সময়মত প্রদান করা যায়

১২০. উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় সংক্রান্ত খরচসমূহ যোগ করলে কী পাওয়া যায়? (জ্ঞান)
[ক] মোট বিক্রয়মূল্য
[খ] নিট বিক্রয় ব্যয়
[গ] মোট উৎপাদন ব্যয়
✅ মোট ব্যয়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১২১. উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়- (অনুধাবন)
i. কাঁচামাল ক্রয়
ii. পণ্য উত্তোলন
iii. শ্রমিকের মজুরি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২২. একজন ইট প্রস্তুতকারীর উৎপাদন ব্যয়গুলো হলো- (অনুধাবন)
i. জ্বালানি খরচ
ii. মাটি ছানা খরচ
iii. আপ্যায়ন খরচ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৩. কারবার প্রতিষ্ঠানে উৎপাদন ব্যয়ের ভূমিকা অনস্বীকার্য। কারণ এর ফলে- (উচ্চতর দক্ষতা)
i. ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
ii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করা যায়
iii. প্রশাসনিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার নীতি নির্ধারণ করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৪. উৎপাদিত দ্রব্যের মোট ব্যয় ও একক প্রতি ব্যয় নির্ণয় করা অত্যন্ত জরুরি। কারণ এর মাধ্যমে- (অনুধাবন)
i. উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে মুনাফা অর্জন করা সম্ভব
ii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করা সম্ভব
iii. অপচয় ও অপব্যয় রোধ করা সম্ভব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৫. মোট উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও হ্রাস করে প্রতিষ্ঠানকে সাফল্যে পৌঁছানো যায়- (অনুধাবন)
i. অপচয় রোধ করে
ii. অপব্যবহার রোধ করে
iii. অতিরিক্ত ব্যয় করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১২৬. উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের ওপর প্রতিষ্ঠানের কী নির্ভর করে? (অনুধাবন)
[ক] সুনাম
[খ] মর্যাদা
[গ] নিয়মনীতি
✅ অস্তিত্ব ও সাফল্য

১২৭. উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য কয়টি? (জ্ঞান)
[ক] ৫
✅ ৬
[গ] ৭
[ঘ] ৮

১২৮. প্রকৃত লাভ লোকসান নির্ণয় করা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কী? (জ্ঞান)
[ক] বৈশিষ্ট্য
✅ মূল উদ্দেশ্য
[গ] প্রয়োজনীয়তা
[ঘ] ভিত্তি

১২৯. প্রতিষ্ঠানের লাভ-লোকসান নির্ণয় করা সম্ভব হয় কীভাবে? (জ্ঞান)
[ক] মোট আয় থেকে
[খ] মোট ব্যয় থেকে
[গ] বিক্রয়মূল্য থেকে
✅ উৎপাদন ব্যয় থেকে

১৩০. মজুদ পণ্যের মূল্য নির্ধারণের জন্য প্রয়োজন কোনটি? (জ্ঞান)
[ক] বিক্রয়মূল্য নির্ধারণ
✅ উৎপাদন ব্যয় নির্ণয়
[গ] লাভ লোকসান নির্ণয়
[ঘ] পরিচালনা ব্যয় নির্ণয়

SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১১

১৩১. প্রতিযোগিতামূলক বাজারে লাভজনক বিক্রয়মূল্য নির্ধারণে সর্বপ্রথম কী করতে হয়?
 (জ্ঞান)
[ক] মুনাফা নীতি বিবেচনা
[খ] লাভ লোকসান বিবেচনা
[গ] বাজারে প্রতিযোগীর অবস্থান বিবেচনা
✅ কৌশল প্রয়োগে একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয়

১৩২. পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় কৌশলের প্রথম ধাপ কোনটি? (জ্ঞান)
✅ একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয়
[খ] মোট ব্যয় নির্ণয়
[গ] মুনাফার শতকরা হার নির্ণয়
[ঘ] বাজার গবেষণা

১৩৩. কখন কোম্পানির মুনাফানীতি বিবেচনা করা হয়? (অনুধাবন)
[ক] বাজেট প্রণয়নে
[খ] লাভ লোকসান নির্ণয় করার সময়
✅ পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণের সময়
[ঘ] প্রকল্প মূল্যায়নের সময়

১৩৪. কোম্পানির ভবিষ্যৎ কর্মপ্রণালীর দিক নির্দেশনাকে কী বলে? (জ্ঞান)
[ক] প্রকল্প নির্বাচন
[খ] বাজেট প্রণয়ন
[গ] বাজেট
✅ পরিকল্পনা

১৩৫. কোম্পানিকে কিসের বাজেট প্রস্তুত করতে হয়? (জ্ঞান)
[ক] আয়ের
✅ প্রতিটি খরচের
[গ] উৎপাদনের
[ঘ] মজুদের

১৩৬. মোট ব্যয়ের বাজেট নির্ণয়ের জন্য কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] আয়ের হার
✅ একক প্রতি উৎপাদন ব্যয়
[গ] ক্রয়ের পরিমাণ
[ঘ] প্রকল্পের ধরণ

১৩৭. প্রকল্প হাতে নেওয়ার পূর্বে কী করা জরুরি? (জ্ঞান)
[ক] বাজেট প্রণয়ন
[খ] প্রকল্প বিশ্লেষণ
✅ প্রকল্পের লাভজনকতা যাচাই
[ঘ] সিদ্ধান্ত গ্রহণ

১৩৮. ‘Feasibility study’ অর্থ কী? (জ্ঞান)
[ক] মূল্যায়ন
[খ] বাস্তবায়ন
✅ সম্ভাব্যতা যাচাই
[ঘ] নমনীয়তা যাচাই

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৩৯. উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য হচ্ছে- (অনুধাবন)
i. লাভ লোকসান নির্ণয়
ii. বিক্রয়মূল্য নির্ধারণ
iii. দায়িত্ব নির্ধারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪০. উৎপাদন ব্যয় নির্ণয়ের মাধ্যমে সম্ভব হয়- (অনুধাবন)
i. প্রকৃত লাভ লোকসান নির্ণয়
ii. মজুদ পণ্যের মূল্য নির্ধারণ
iii. দায়িত্ব নির্ধারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪১. হিসাবকাল শেষে গুদামে যে পণ্য থাকে তাকে বলে- (অনুধাবন)
i. প্রারম্ভিক পণ্য
ii. সমাপনী পণ্য
iii. মজুদ পণ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪২. পণ্যের পাইকারি ও খুচরা মূল্য নির্ধারণ করা হয়- (অনুধাবন)
i. চাহিদা ও প্রতিযোগির অবস্থান দেখে
ii. কোম্পানির মুনাফানীতি বিবেচনা করে
iii. মোট ব্যয়ের সাথে শতকরা মুনাফা যোগ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৩. উৎপাদিত পণ্যের পাইকারী ও খুচরা মূল্য নির্ধারণে বিবেচ্য বিষয় হলো- (উচ্চতর দক্ষতা)
i. বাজারে প্রতিযোগীদের অবস্থান
ii. সরকারি নিয়ন্ত্রণ
iii. পণ্যের চাহিদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৪. শিল্প-কারখানায় উৎপাদন ব্যয় ভূমিকা রাখে- (উচ্চতর দক্ষতা)
i. প্রশাসনিক নিয়ন্ত্রণে
ii. ব্যবস্থাপনার নীতি নির্ধারণে
iii. ব্যয় নিয়ন্ত্রণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

উৎপাদন ব্যয়ের উপাদান

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৪৫. উৎপাদন ব্যয়ের উপাদানগুলোর বিশ্লেষণ ও শ্রেণিবিভাগ করার প্রয়োজন কেন? (অনুধাবন)
[ক] মুনাফা নির্ণয়ের জন্য
[খ] মোট ব্যয় নির্ণয়ের জন্য
[গ] ব্যবস্থাপনার নীতি নির্ধারণের জন্য
✅ যথাযথ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য

১৪৬. উৎপাদনের মোট ব্যয়ের এক একটি ভাগকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] উৎপাদন ব্যয়
✅ উৎপাদন ব্যয়ের উপাদান
[গ] প্রত্যক্ষ খরচ
[ঘ] পরোক্ষ খরচ

১৪৭. সামগ্রীকভাবে ব্যয়ের উপাদান কয়টি? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৪৮. উৎপাদন ব্যয়ের তিনটি উপাদানের প্রত্যেকটিকে আবার কয়ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৪৯. কাঁচামাল কত প্রকার? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৫০. মজুরিকে কত ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৫১. মুখ্য ব্যয় = ? (জ্ঞান)
[ক] কাঁচামাল + শ্রম + খরচ
[খ] প্রত্যক্ষ খরচ + প্রত্যক্ষ মজুরি
✅ প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম + প্রত্যক্ষ খরচ
[ঘ] প্রত্যক্ষ কাঁচামাল + পরোক্ষ কাঁচামাল + শ্রমিকের মজুরি

১৫২. মুখ্য ব্যয় ও কারখানা উপরিব্যয় দ্বারা কী গঠিত হয়? (জ্ঞান)
✅ উৎপাদন ব্যয়
[খ] মোট ব্যয়
[গ] বিক্রয়মূল্য
[ঘ] প্রশাসনিক উপরিব্যয়

১৫৩. রূপান্তর ব্যয় গঠিত হয় কীভাবে? (অনুধাবন)
[ক] মূখ্য ব্যয় ও প্রত্যক্ষ শ্রম দ্বারা
[খ] মূখ্য ব্যয় ও কারখানা উপরিব্যয় নিয়ে
✅ প্রত্যক্ষ শ্রম ও কারখানা উপরিব্যয় নিয়ে
[ঘ] উৎপাদন ব্যয় ও মুনাফা দ্বারা

১৫৪. কোনটি মোট ব্যয়ের সূত্র? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম + প্রত্যক্ষ খরচ
[খ] পরোক্ষ কাঁচামাল + পরোক্ষ শ্রম + পরোক্ষ খরচ
[গ] প্রত্যক্ষ কাঁচামাল + মজুরি + অন্যান্য খরচ
✅ উৎপাদন ব্যয় + প্রশাসনিক ব্যয় + বিক্রয় উপরিব্যয়

১৫৫. বিক্রয়মূল্য নির্ধারিত হয় কীভাবে? (অনুধাবন)
[ক] উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যোগ করে
✅ মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে
[গ] মুখ্য ব্যয়ের সাথে মুনাফা যোগ করে
[ঘ] উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় উপরিব্যয় যোগ করে

১৫৬. পণ্যের প্রধান উপাদান এবং এর খরচকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ খরচ
[খ] পরোক্ষ খরচ
✅ প্রত্যক্ষ কাঁচামাল
[ঘ] পরোক্ষ কাঁচামাল

১৫৭. প্রত্যক্ষ কাঁচামাল কী? (জ্ঞান)
[ক] উৎপাদিত পণ্যের সাধারণ উপাদান
✅ উৎপাদিত পণ্যের প্রধান উপাদান
[গ] উৎপাদিত পণ্যের পরোক্ষ উপাদান
[ঘ] উৎপাদিত পণ্যের সহায়ক উপাদান

১৫৮. নিচের কোনটি প্রত্যক্ষ কাঁচামালের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] মেশিন চালনায় ব্যবহৃত গ্রিজ
[খ] আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত তারকাটা
✅ ইট তৈরিতে ব্যবহৃত মাটি
[ঘ] শার্ট তৈরিতে ব্যবহৃত বোতাম

১৫৯. বই প্রকাশনায় কাগজ কোন ধরনের খরচ? (জ্ঞান)
✅ প্রত্যক্ষ কাঁচামাল
[খ] পরোক্ষ খরচ
[গ] প্রত্যক্ষ খরচ
[ঘ] পরোক্ষ খরচ

১৬০. কাপড় প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য প্রত্যক্ষ কাঁচামাল কোনটি? (জ্ঞান)
[ক] তুলা
✅ সুতা
[গ] কাপড়
[ঘ] কাপড়ের রং

১৬১. চটের ব্যাগ তৈরির মুখ্য উপাদান কোনটি? (জ্ঞান)
✅ পাট
[খ] দড়ি
[গ] সুতা
[ঘ] নাইলন

১৬২. মাটি ছানা খরচ কোন প্রতিষ্ঠানের প্রত্যক্ষ খরচ? (জ্ঞান)
[ক] ধান চাষ প্রকল্প
[খ] মুরগীর খামার
[গ] মাছ চাষ
✅ ইটের ভাটা

১৬৩. মুখ্য ব্যয়ের সাথে সরাসরি অন্তর্ভুক্ত করা হয় কোনটি? (জ্ঞান)
[ক] মিশ্র কাঁচামাল
[খ] খরচ
[গ] পরোক্ষ কাঁচামাল
✅ প্রত্যক্ষ কাঁচামাল

১৬৪. পরোক্ষ কাঁচামাল কী? (জ্ঞান)
[ক] যে কাঁচামাল উৎপাদিত পণ্যের মুখ্য উপাদান
[খ] উৎপাদিত পণ্যের প্রধান উপাদান
✅ প্রত্যক্ষ কাঁচামাল বাদে অন্যান্য সমস্ত ধরনের মালামাল
[ঘ] যেসব কাঁচামাল পণ্য উৎপাদনে সরাসরি জড়িত

১৬৫. পরোক্ষ কাঁচামাল পণ্য তৈরিতে কী হিসেবে কাজ করে? (জ্ঞান)
[ক] প্রধান উপাদান
[খ] গুরুত্বপূর্ণ উপাদান
✅ সহায়ক উপাদান
[ঘ] অন্যতম উপাদান

১৬৬. নিচের কোনটি পরোক্ষ কাঁচামাল? (জ্ঞান)
[ক] চিনির জন্য ইক্ষু
[খ] সুতার জন্য তুলা
[গ] চটের জন্য পাট
✅ জুতা তৈরির আঠা

১৬৭. আসবাবপত্র তৈরির জন্য ব্যবহৃত স্ক্রু ও তারকাঁটা কোন ধরনের কাঁচামাল? (অনুধাবন)
[ক] প্রত্যক্ষ কাঁচামাল
✅ পরোক্ষ কাঁচামাল
[গ] প্রত্যক্ষ ও পরোক্ষ কাঁচামাল
[ঘ] প্রত্যক্ষ খরচ

১৬৮. শার্ট তৈরিতে ব্যবহৃত বোতাম কোন ধরনের খরচ? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ খরচ
[খ] পরোক্ষ খরচ
✅ পরোক্ষ কাঁচামাল
[ঘ] প্রত্যক্ষ কাঁচামাল

১৬৯. কোনো দ্রব্য উৎপাদন করতে সরাসরি যে শ্রম জড়িত থাকে তাকে কী বলে? (জ্ঞান)
✅ প্রত্যক্ষ শ্রম
[খ] পরোক্ষ শ্রম
[গ] উপরি শ্রম
[ঘ] উৎপাদন শ্রম

১৭০. পণ্যের আংশিক উৎপাদন স্তর থেকে শুরু করে পণ্যের সম্পূর্ণতা দানকারীর মজুরিকে কী বলা হয়? (জ্ঞান)
✅ প্রত্যক্ষ মজুরি
[খ] পরোক্ষ মজুরি
[গ] উৎপাদন খরচ
[ঘ] মোট খরচ

১৭১. কোনটি প্রত্যক্ষ শ্রমিকের উদাহরণ? (অনুধাবন)
[ক] ফোরম্যান
[খ] মেরামত কর্মী
[গ] বিদ্যুৎ মিস্ত্রি
✅ মিশ্রণকারী

১৭২. নিচের কোনটি উৎপাদনকার্যে সরাসরি জড়িত? (অনুধাবন)
[ক] ফোরম্যান
[খ] মেরামতকর্মী
✅ কাঠমিস্ত্রী
[ঘ] বিদ্যুৎ মিস্ত্রী

১৭৩. শ্রমিকেরা কী পায়? (অনুধাবন)
[ক] বেতন
[খ] মাসিক বেতন
✅ মজুরি
[ঘ] বাৎসরিক বেতন

১৭৪. কোনটি মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] ভাড়া
✅ প্রত্যক্ষ মজুরি
[গ] বেতন
[ঘ] বিজ্ঞাপন

১৭৫. কোনটি পরোক্ষ মজুরি? (অনুধাবন)
[ক] কারখানার মেশিন চালকের মজুরি
[খ] উৎপাদিত দ্রব্য প্যাকিং কাজের মজুরি
[গ] উৎপাদিত দ্রব্য গণনাকারীর মজুরি
✅ কারখানার দারোয়ানের মজুরি

১৭৬. কোনটি পরোক্ষ শ্রমের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] শ্রমিকের মজুরি
[খ] মেশিন চালকের মজুরি
[গ] অপারেটরের মজুরি
✅ ফোরম্যানের মজুরি

১৭৭. প্রত্যক্ষ কাঁচামাল বা মজুরির আওতাভুক্ত না হলেও যে খরচগুলো পণ্যের সাথে সরাসরি চি‎হ্নিত করা যায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] পণ্যের ক্রয়মূল্য
✅ প্রত্যক্ষ খরচ
[গ] পরোক্ষ খরচ
[ঘ] উৎপাদন খরচ

১৭৮. নিচের কোনটি আরোপণযোগ্য খরচ? (জ্ঞান)
[ক] চটের জন্য পাট
[খ] জুতা তৈরির আঠা
[গ] শ্রমিকের মজুরি
✅ নির্মাণ কাজে বিশেষ কংক্রিট মিক্সারের ভাড়া

১৭৯. নিচের কোনটি প্রত্যক্ষ খরচের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] ভাড়া
[খ] বেতন
[গ] বিজ্ঞাপন
✅ ক্লিয়ারিং চার্জ

১৮০. যে ব্যয় প্রত্যেকটি উৎপাদিত পণ্যের জন্য আলাদাভাবে চি‎হ্নিত করা যায় না তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ খরচ
[খ] কারখানা ব্যয়
✅ পরোক্ষ খরচ
[ঘ] মুখ্য ব্যয়

১৮১. কোনটি পরোক্ষ ব্যয়? (অনুধাবন)
✅ বেতন ও মজুরি
[খ] মজুরি
[গ] ডক চার্জ
[ঘ] আমদানি শুল্ক

১৮২. পরোক্ষ খরচকে মোট কয় ভাগে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৮৩. উপরিব্যয় কত প্রকার? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৮৪. প্রত্যক্ষ খরচ ব্যতীত কারবারের অন্যান্য পরোক্ষ খরচকে কী বলা হয়? (অনুধাবন)
[ক] উৎপাদন খরচ
[খ] মোট খরচ
[গ] মুখ্য ব্যয়
✅ উপরিখরচ

১৮৫. কারখানা উপরিব্যয় + প্রশাসন উপরিব্যয় + বিক্রয় উপরিব্যয় =? (জ্ঞান)
[ক] মোট ব্যয়
[খ] মুখ্য ব্যয়
✅ মোট উপরিব্যয়
[ঘ] কারখানা ব্যয়

১৮৬. পৌরকর কারখানার কী ধরনের খরচ? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ খরচ
[খ] প্রশাসনিক উপরিব্যয়
✅ কারখানা উপরিব্যয়
[ঘ] বিক্রয় উপরিব্যয়

১৮৭. সকল প্রত্যক্ষ খরচ ও কারখানা উপরিব্যয় দ্বারা কী গঠিত হয়? (জ্ঞান)
✅ উৎপাদন ব্যয়
[খ] কারখানা ব্যয়
[গ] মোট ব্যয়
[ঘ] বিক্রয়মূল্য

১৮৮. মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে কী পাওয়া যায়? (জ্ঞান)
[ক] কারখানার ব্যয়
✅ উৎপাদন ব্যয়
[গ] মোট বিক্রয় ব্যয়
[ঘ] মোট ব্যয়

১৮৯. মেশিন চালনায় ব্যবহৃত গ্রীজ, মবিল, কাপড় ইত্যাদি কী জাতীয় খরচ? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রত্যক্ষ কাঁচামাল
[খ] পরোক্ষ কাঁচামাল
✅ কারখানা ব্যয়
[ঘ] প্রত্যক্ষ ব্যয়

১৯০. বিদ্যুৎ ও পানি সরবরাহ কোন ধরনের ব্যয়? (জ্ঞান)
[ক] প্রশাসনিক উপরিব্যয়
[খ] বিক্রয় উপরিব্যয়
[গ] আরোপণযোগ্য ব্যয়
✅ কারখানা উপরিব্যয়

১৯১. কোনটি কারখানার উপরিব্যয়? (অনুধাবন)
[ক] ভাড়া
[খ] অফিস আসবাবপত্রের অবচয়
✅ যন্ত্রপাতির অবচয়
[ঘ] ডাক খরচ

১৯২. মুখ্য ব্যয়ের সাথে নিচের কোনটি যোগ করে উৎপাদন ব্যয় নির্ণয় করা হয়? (জ্ঞান)
[ক] তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ
✅ কারখানা উপরিব্যয়
[গ] চলতি কার্যের প্রারম্ভিক মজুদ
[ঘ] কাঁচামালের প্রারম্ভিক খরচ

১৯৩. জ্বালানি খরচ নিচের কোন উপরিব্যয়কে প্রভাবিত করে? (জ্ঞান)
[ক] বিক্রয় উপরিব্যয়
[খ] অফিস উপরিব্যয়
✅ কারখানা উপরিব্যয়
[ঘ] প্রশাসনিক উপরিব্যয়

১৯৪. অফিস ও প্রশাসন সংক্রান্ত পরোক্ষ খরচকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] অফিস খরচ
✅ প্রশাসনিক উপরিব্যয়
[গ] কারবার খরচ
[ঘ] কারখানা উপরিব্যয়

১৯৫. পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রশাসনিক উপরিব্যয় কীভাবে জড়িত? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষভাবে
✅ পরোক্ষভাবে
[গ] অঙ্গাঅঙ্গিভাবে
[ঘ] সামগ্রিকভাবে

১৯৬. কোনটি প্রশাসনিক উপরি খরচের বহির্ভুত? (জ্ঞান)
[ক] অফিস খরচ
[খ] অফিসের ভাড়া
✅ অনাদায়ী পাওনা
[ঘ] মনিহারি খরচ

১৯৭. আপ্যায়ন খরচ কী জাতীয় খরচ? (জ্ঞান)
[ক] পরোক্ষ খরচ
[খ] প্রত্যক্ষ খরচ
✅ প্রশাসনিক উপরিব্যয়
[ঘ] বিক্রয় উপরিব্যয়

১৯৮. অফিস আসবাবপত্রের অবচয় কোন ধরনের ব্যয়? (অনুধাবন)
✅ প্রশাসনিক উপরিব্যয়
[খ] উৎপাদন উপরিব্যয়
[গ] বিক্রয় উপরিব্যয়
[ঘ] কারখানা উপরিব্যয়

১৯৯. মনিহারি ও আপ্যায়ন খরচ কোন জাতীয় ব্যয়? (জ্ঞান)
[ক] কারখানা উপরিব্যয়
✅ প্রশাসনিক উপরিব্যয়
[গ] বিক্রয় উপরিব্যয়
[ঘ] উৎপাদন উপরিব্যয়

২০০. কোনটি অফিস উপরিব্যয়? (অনুধাবন)
[ক] বিজ্ঞাপন
✅ মনিহারি ও টেলিফোন
[গ] যন্ত্রপাতি অবচয়
[ঘ] বিক্রয় কর্মীর বেতন

২০১. কোনটি অফিস উপরিব্যয়? (জ্ঞান)
[ক] খাজনা
[খ] দোকান ভাড়া
✅ টেলিফোন বিল
[ঘ] যাতায়াত খরচ

২০২. তৈরি মাল বিক্রয় এবং বিতরণের জন্য প্রয়োজনীয় যাবতীয় খরচকে কী বলে? (জ্ঞান)
[ক] কারখানা উপরি খরচ
✅ বিক্রয় ও বিলি খরচ
[গ] প্রশাসনিক খরচ
[ঘ] উপরি খরচ

২০৩. কোনটি বিক্রয় উপরিব্যয়? (অনুধাবন)
✅ শো-রুম খরচ
[খ] অনাদায়ী পাওনা
[গ] ভ্রমণ খরচ
[ঘ] পরিবহন খরচ

২০৪. পণ্যের নতুন বাজার সৃষ্টি ও পুরাতন বাজার বজায় রাখার ক্ষেত্রে ব্যয়িত হয় কোন খরচ? (জ্ঞান)
✅ বিক্রয় ও বিলি খরচ
[খ] প্রশাসনিক খরচ
[গ] প্রত্যক্ষ খরচ
[ঘ] কারখানা খরচ

২০৫. বিক্রীত পণ্য বদল, মেরামত ও সার্ভিসিং খরচ কোথায় অন্তর্ভুক্ত হয়? (জ্ঞান)
[ক] অন্যান্য খরচে
[খ] অফিস খরচে
✅ বিক্রয় খরচে
[ঘ] সার্ভিসিং খরচে

২০৬. বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] বহন খরচ
[খ] আন্তঃপরিবহন খরচ
[গ] জাহাজ ভাড়া
✅ বহির্মুখী বহন খরচ

২০৭. ‘নমুনা বিতরণ’ কোন ধরনের ব্যয়? (জ্ঞান)
[ক] কারখানা উপরিব্যয়
[খ] প্রশাসনিক উপরিব্যয়
✅ বিক্রয় উপরিব্যয়
[ঘ] উৎপাদন ব্যয়

২০৮. আশা ফার্নিচার প্রতিটি টেবিল তৈরি করতে ২০০ টাকার কাঠ, মিস্ত্রির মজুরি বাবদ ১০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ ৫০ টাকা হলে প্রতিটি টেবিলের মুখ্য খরচ কত? (প্রয়োগ)
[ক] ২০০ টাকা
[খ] ২৫০ টাকা
[গ] ৩০০ টাকা
✅ ৩৫০ টাকা

২০৯. একজন আসবাবপত্র প্রস্তুতকারীর ১০০টি চেয়ার তৈরির মুখ্য ব্যয় ১০,০০০ টাকা ও কারখানা ব্যয় ১৬,০০০ টাকা। কারখানার উপরিব্যয় কত? (প্রয়োগ)
[ক] ১৬,০০০ টাকা
[খ] ১০,০০০ টাকা
✅ ৬,০০০ টাকা
[ঘ] ২৬,০০০ টাকা

২১০. জনাব কামরান একজন পোশাক প্রস্তুতকারক। তার কারখানায় ১০০টি শার্ট তৈরিতে নিম্নলিখিত খরচগুলো হয়-
মুখ্য ব্যয় ৫,০০০ টাকা, উৎপাদন ব্যয় ৬,০০০ টাকা এবং মোট ব্যয় ১০,০০০ টাকা। উপরিউক্ত ১০০টি শার্ট তৈরিতে মোট কারখানা উপরিব্যয় কত হবে?
(প্রয়োগ)
✅ ১,০০০ টাকা
[খ] ৪,০০০ টাকা
[গ] ৫,০০০ টাকা
[ঘ] ৯,০০০ টাকা

২১১. সজল এন্টারপ্রাইজের মোট লাভ ৮০,০০০ টাকা এবং এটা বিক্রয় মূল্যের ২০% হলে মোট ব্যয় কত? (প্রয়োগ)
✅ ৩,২০,০০০ টাকা
[খ] ৩,৫০,০০০ টাকা
[গ] ৪,০০,০০০ টাকা
[ঘ] ৪,৮০,০০০ টাকা

২১২. স্বপ্ন ডিপার্টমেন্টাল সেন্টারের মোট লাভ ২,০০,০০০ টাকা এবং এটা বিক্রয়মূল্যের ২০% হলে মোট ব্যয়ের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৬,০০,০০০ টাকা
✅ ৮,০০,০০০ টাকা
[গ] ১,০০,০০০ টাকা
[ঘ] ১০,২০,০০০ টাকা

২১৩. প্রারম্ভিক মজুদ পণ্য ৫,০০০ টাকা, ক্রয় ১০,০০০ টাকা এবং সমাপনী মজুদ ৩,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত? (প্রয়োগ)
✅ ১২,০০০ টাকা
[খ] ১৪,০০০ টাকা
[গ] ১৫,০০০ টাকা
[ঘ] ১৮,০০০ টাকা

২১৪. যদি লাভের হার বিক্রয়মূল্যের ওপর ২৫% হয় এবং উৎপাদন ব্যয় ১,২০,০০০ টাকা এবং মোট ব্যয় ১,৮০,০০০ টাকা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ১,৬০,০০০ টাকা
✅ ২,৪০,০০০ টাকা
[গ] ২,৫০,০০০ টাকা
[ঘ] ৩,০০,০০০ টাকা

২১৫. রোজিনা এন্টারপ্রাইজ মোট লাভ ১,০০,০০০ টাকা এবং এটা বিক্রয়মূল্যের ২৫% হলে মোট ব্যয়ের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ২,৪০,০০০ টাকা
✅ ৩,০০,০০০ টাকা
[গ] ৩,২০,০০০ টাকা
[ঘ] ৪,০০,০০০ টাকা

২১৬. ৫০,০০০ টাকার উৎপাদন ব্যয়ের সাথে ৫% বিক্রয় উপরিব্যয় ও ২০% মুনাফা যোগ করে পণ্য বিক্রয় করা হলে পণ্যের বিক্রয় উপরিব্যয় কত হবে? (প্রয়োগ)
[ক] ২,০০০ টাকা
✅ ২,৫০০ টাকা
[গ] ৩,০০ টাকা
[ঘ] ৫,০০০ টাকা

২১৭. বিক্রয়ের ওপর লাভের হার ২৫% হলে ক্রয়মূল্যের উপর লাভের হার কত হবে? (প্রয়োগ)
[ক] ১৫%
[খ] ২৫%
[গ] ৩০%
✅ ৩৩. ৩৩%

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২১৮. ব্যয়ের উপাদানগুলো হলো- (অনুধাবন)
i. পণ্যের উপকরণ ব্যয়
ii. পণ্যের আনুষঙ্গিক উপরি খরচ
iii. মুনাফা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৯. উৎপাদন ব্যয়ের উপাদানের শ্রেণিবিভাগ- (অনুধাবন)
i. কাঁচামাল
ii. শ্রম বা মজুরি
iii. আরোপণযোগ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২০. মোট ব্যয়কে উপাদান অনুযায়ী বিশ্লেষণ করা হয়- (অনুধাবন)
i. ব্যয় নিয়ন্ত্রণের জন্য
ii. প্রশাসন নিয়ন্ত্রণের জন্য
iii. সঠিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২১. প্রত্যেক্ষ কাঁচামাল সাধারণত- (অনুধাবন)
i. মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয়
ii. সরাসরি উৎপাদন ব্যয় হিসাবে চি‎হ্নিত হয়
iii. পণ্যের প্রধান উপাদান হিসাবে চি‎হ্নিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২২. প্রত্যক্ষ কাঁচামাল এর উদাহরণ হলো- (অনুধাবন)
i. আসবাবপত্র তৈরিতে কাঠ
ii. পোশাক তৈরির জন্য সুতা
iii. চিনি উৎপাদনের ইক্ষু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৩. পরোক্ষ কাঁচামাল- (অনুধাবন)
i. শার্ট তৈরির জন্য বোতাম
ii. জুতোর জন্য চামড়া
iii. আসবাবপত্র তৈরিতে স্ক্রু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৪. প্রত্যক্ষ শ্রম হলো- (অনুধাবন)
i. দ্রব্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত শ্রম
ii. কাঁচামাল থেকে সম্পূর্ণ পণ্য তৈরিতে নিয়োজিত শ্রম
iii. যে শ্রম ব্যতীত উৎপাদনের প্রাথমিক প্রক্রিয়া আরম্ভ অসম্ভব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৫. পরোক্ষ মজুরি- (অনুধাবন)
i. পণ্য উৎপাদন কার্যে সরাসরি জড়িত থাকে
ii. উৎপাদন কার্যে সরাসরি জড়িত নয়
iii. উৎপাদন কার্যে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৬. গার্মেন্টস কারখানায় হেলপারের মজুরি একটি পরোক্ষ মজুরি। কারণ- (অনুধাবন)
i. তার শ্রম সরাসরি উৎপাদন কার্যে জড়িত নয়
ii. তার শ্রমের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়
iii. তার শ্রমের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৭. পরোক্ষ মজুরি- (অনুধাবন)
i. কারখানার দারোয়ানের মজুরি
ii. কারখানার ফোরম্যানের মজুরি
iii. কারখানার বিদ্যুৎ মিস্ত্রির মজুরি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৮. প্রত্যক্ষ খরচ- (অনুধাবন)
i. শুল্ক
ii. মজুরি
iii. ক্রয় পরিবহন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৯. আরোপণযোগ্য খরচ হলো- (অনুধাবন)
i. দালানকোঠা নির্মাণে বিশেষ কংক্রিট মিক্সারের ভাড়া
ii. স্থাপত্য নকশা প্রণয়ন খরচ
iii. বিশেষ ফর্মা তৈরি ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩০. আরোপণযোগ্য খরচ হলো- (অনুধাবন)
i. বিশেষভাবে প্রস্তুত করা পায়ের ছাঁচ
ii. নির্মাণ কাজে বিশেষ কংক্রিট মিক্সারের ভাড়া
iii. ঠিকাকার্যের জন্য ভ্রমণ ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩১. পরোক্ষ খরচের শ্রেণিভেদ- (অনুধাবন)
i. কারখানা উপরিব্যয়
ii. প্রশাসনিক উপরিব্যয়
iii. বিক্রয় উপরিব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩২. পরোক্ষ খরচ ব্যবসায়ের- (অনুধাবন)
i. সামগ্রিক ব্যবস্থাপনা কার্যে সংগঠিত হয়
ii. উৎপাদিত পণ্যের জন্যে আলাদাভাবে চি‎হ্নিত করা যায়
iii. সহায়ক কার্যের নিমিত্তে ব্যয়িত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৩. মোট উপরিব্যয় পাওয়া যায়- (অনুধাবন)
i. প্রত্যক্ষ কাঁচামাল
ii. পরোক্ষ কাঁচামাল
iii. পরোক্ষ মজুরি ও খরচসমূহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৪. প্রশাসনিক খরচ হলো- (অনুধাবন)
i. স্থাপত্য নকশা প্রণয়ন খরচ
ii. দলিলপত্র লিখন খরচ
iii. টেলিফোন বিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৫. বিক্রয় উপরিব্যয়- (অনুধাবন)
i. পণ্যের ফরমায়েশ সংগ্রহ
ii. নতুন বাজার সৃষ্টি
iii. পুরাতন বাজার বজায় রাখা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৬. বিক্রয় উপরিব্যয়ের উদাহরণ- (অনুধাবন)
i. দোকান ভাড়া
ii. বিক্রয়কর্মীর বেতন
iii. অনাদায়ী পাওনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৭. বিক্রয় ও বিলি খরচ করা হয়- (অনুধাবন)
i. পণ্যের নতুন বাজার সৃষ্টির জন্য
ii. পণ্যের ফরমায়েশ সংগ্রহের জন্য
iii. খরিদ্দারকে আকৃষ্ট করার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৮. বিলিকরণ খরচ হলো- (অনুধাবন)
i. নমুনা বিতরণ
ii. বিক্রীত পণ্যের বিমা খরচ
iii. বিক্রয় পরিবহন খরচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৯ ও ২৪০ নং প্রশ্নের উত্তর দাও:
জুতা প্রস্তুতকারক রাজীব ৫০ জোড়া জুতা তৈরিতে তার নিন্মোক্ত খরচগুলো করেন:
চামড়া ক্রয় ৩,০০০ টাকা, শ্রমিকের মজুরি ১,০০০ টাকা ও অন্যান্য খরচ ১,২০০ টাকা; কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ কাঁচামালের ২০% ও বিক্রয় খরচ কারখানা উপরিব্যয়ের ২৫% তিনি ২২% লাভে দ্রব্য বিক্রয় করেন।

২৩৯. ৫০ জোড়া জুতার উৎপাদন ব্যয় কত? (প্রয়োগ)
[ক] ৫,২০০ টাকা
[খ] ৫,৫০০ টাকা
✅ ৫,৮০০ টাকা
[ঘ] ৫,৯৫০ টাকা

২৪০. রাজীবের লাভের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ১,৩০০ টাকা
✅ ১,৩০৯ টাকা
[গ] ১,৩১০ টাকা
[ঘ] ১,৪০০ টাকা

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪১ ও ২৪২ নং প্রশ্নের উত্তর দাও:
ইমন পেপার হাউজ প্রতি রিম ৪০০ টাকা দরে ৫০ রিম কাগজ ক্রয় করে। এজন্য পরিবহন খরচ ৫০০ টাকা এবং উপরিখরচ ২০০ টাকা হয়। তিনি মোট খরচের উপর ২০% লাভ করতে চান?

২৪১. ইমন পেপার হাউজের মুখ্য ব্যয় কত টাকা? (প্রয়োগ)
[ক] ২০,০০০
✅ ২০,৫০০
[গ] ২২,৫০০
[ঘ] ২২,৫৫০

২৪২. প্রত্যাশিত লাভ করার জন্য প্রতি রিম কাগজের বিক্রয়মূল্য কত টাকা? (প্রয়োগ)
[ক] ৪১০
[খ] ৪১৪. ২০
[গ] ৪৫৬. ৮০
✅ ৪৯৬. ৮০
উৎপাদন ব্যয় বিবরণী

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২৪৩. উৎপাদনের উপাদানকে ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ উৎপাদন ব্যয় বিবরণী
[খ] উৎপাদিত পণ্যের ব্যয়
[গ] মুখ্য ব্যয়
[ঘ] পরিচালনা ব্যয়

২৪৪. উৎপাদন ব্যয় বিবরণীর অপর নাম কী? (জ্ঞান)
[ক] উৎপাদন ধারাবাহিক বিবরণী
[খ] উৎপাদন আর্থিক বিবরণী
[গ] উৎপাদন আয়-ব্যয় বিবরণী
✅ উৎপাদন ব্যয় তালিকা

২৪৫. কোন মুখ্য উদ্দেশ্যকে তুমি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতের কারণ বলে মনে কর? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রকৃত মুনাফা ও বিক্রয়মূল্য নির্ধারণ
✅ মোট ও একক প্রতি ব্যয় নির্ণয় ও নিয়ন্ত্রণ
[গ] উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও বিক্রয় বৃদ্ধি করা
[ঘ] প্রত্যাশিত মুনাফা ও অবচয় রোধ

২৪৬. উৎপাদন ব্যয় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করা হয়? (জ্ঞান)
✅ ৩
[খ] ৪
[গ] ২
[ঘ] ৫

২৪৭. উৎপাদন ব্যয় বিবরণীর স্তর কয়টি? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

২৪৮. উৎপাদন ব্যয় নিরূপণের প্রথম স্তর কোনটি? (জ্ঞান)
[ক] মোট আয় নির্ধারণ
[খ] মোট ব্যয় নির্ধারণ
[গ] মুখ্য আয় নির্ধারণ
✅ মুখ্য ব্যয় নির্ধারণ

২৪৯. কোনটি মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] বিজ্ঞাপন
[খ] বেতন
[গ] ভাড়া
✅ প্রত্যক্ষ মজুরি

২৫০. কাপড় ক্রয় ৫০,০০০ টাকা, কাপড়ের পরিবহন ব্যয় ১,০০০ টাকা, কাপড় কাটা ও সেলাই মজুরি ১৪,০০০ টাকা, কারখানা ম্যানেজারের বেতন ৫,০০০ টাকা এবং দোকান ভাড়া ১,০০০ টাকা হলে মুখ্য ব্যয় কত? (প্রয়োগ)
[ক] ৫৫,০০০ টাকা
[খ] ৬০,০০০ টাকা
✅ ৬৫,০০০ টাকা
[ঘ] ৭০,০০০ টাকা

২৫১.

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] মুখ্য ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় = কারখানা ব্যয়
✅ মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয় = কারখানা ব্যয়
[গ] কারখানা ব্যয় + বিক্রয় উপরিব্যয় = উৎপাদন ব্যয়
[ঘ] উৎপাদন ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় = মোট ব্যয়

২৫২. কোনটি উৎপাদিত পণ্যের ব্যয়ের সূত্র? (অনুধাবন)
[ক] মুখ্য ব্যয় + উৎপাদন ব্যয় + বিক্রয়যোগ্য পণ্য
✅ উৎপাদন ব্যয় + চলতি কার্যের প্রারম্ভিক মজুদ - চলতি কার্যের সমাপনী মজুদ
[গ] উৎপাদন ব্যয় - চলতি কার্যের প্রারম্ভিক মজুদ + চলতি কার্যের সমাপনী মজুদ
[ঘ] মুখ্য ব্যয় + উৎপাদন ব্যয় + বিক্রীত পণ্যের ব্যয় + মুনাফা

২৫৩. জনাব সুহান মেঘনা ফুড প্রোডাক্টসের মালিক। তাঁর কারখানায় উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ১০,০০০ টাকা ও সমাপনী মজুদ ৮,০০০ টাকা। উৎপাদিত পণ্যের ব্যয় ১,২০,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত হবে? (প্রয়োগ)
[ক] ১,২০,০০০ টাকা
✅ ১,২২,০০০ টাকা
[গ] ১,২৪,০০০ টাকা
[ঘ] ১,২৮,০০০ টাকা

২৫৪. নিট বিক্রয় হতে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দেয়া হলে কী পাওয়া যায়? (অনুধাবন)
[ক] নিট পরিচালন মুনাফা
✅ মোট মুনাফা / লাভ
[গ] পরিচালন ব্যয়
[ঘ] বিক্রয়মূল্য

২৫৫. উৎপাদন ব্যয় + বিক্রয় উপরিব্যয় = কী? (জ্ঞান)
[ক] মুখ্য ব্যয়
[খ] কারখানা ব্যয়
✅ মোট ব্যয়
[ঘ] ক্রয়মূল্য

২৫৬. ব্যয় বিবরণীর চূড়ান্ত স্তর কোনটি? (জ্ঞান) [জিলা স্কুল খুলনা]
[ক] মোট ব্যয় নির্ধারণ
✅ বিক্রয়মূল্য নির্ধারণ
[গ] উৎপাদন ব্যয় নির্ধারণ
[ঘ] মূখ্য ব্যয় নির্ধারণ

২৫৭. জনাব রহমান একজন আসবাবপত্র প্রস্তুতকারী। ৫০টি টেবিল তৈরি করতে তার নিম্নোক্ত খরচ হয়েছে। কাঠ ক্রয় ৩,০০০ টাকা; মিস্ত্রির মজুরি ১,০০০ টাকা; উপরিব্যয় প্রত্যক্ষ কাঁচামালের ২০% এবং বিক্রয় খরচ কারখানা উপরিব্যয়ের ২৫%। কত টাকায় প্রতিটি টেবিল বিক্রি করলে মোট ব্যয়ের ২০% লাভ হবে? (প্রয়োগ)
[ক] ১২০ টাকা
✅ ১৪৪ টাকা
[গ] ১৫৬ টাকা
[ঘ] ২২৮ টাকা

২৫৮. উৎপাদন ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় + বিক্রয় উপরিব্যয় =? (জ্ঞান)
[ক] মুখ্য ব্যয়
[খ] কারখানা ব্যয়
✅ মোট ব্যয়
[ঘ] ক্রয়মূল্য

২৫৯. মোট ব্যয় + মুনাফা =? (জ্ঞান)
[ক] মুখ্য ব্যয়
✅ বিক্রয়মূল্য
[গ] উৎপাদন ব্যয়
[ঘ] প্রশাসনিক উপরিব্যয়

২৬০. পূর্ণ পরিবর্তনশীল ব্যয় কোনটি? (অনুধাবন)
[ক] পরোক্ষ ব্যয়
✅ প্রত্যক্ষ ব্যয়
[গ] সুযোগ ব্যয়
[ঘ] বিজ্ঞাপন ব্যয়

২৬১. অনাদায়ী পাওনাকে কেন বিক্রয় উপরিব্যয় হিসাবে ধরা হয়? (জ্ঞান)
[ক] পাওনাদার থেকে সৃষ্টি হয় বলে
✅ ধারে বিক্রয় হতে সৃষ্টি হয় বলে
[গ] ধারে ক্রয় হতে সৃষ্টি হয় বলে
[ঘ] অন্য কোন ব্যয় ধরা হয় না বলে

২৬২. নিট পরিচালন মুনাফা কীভাবে পাওয়া যায়? (অনুধাবন)
[ক] বিক্রয়-বিক্রয় ফেরত - বিক্রীত পণ্যের ব্যয় + মুনাফা
[খ] বিক্রয় + মুনাফা + পরিচালন ব্যয়
✅ মোট মুনাফা - অফিস পরিচালন ব্যয়
[ঘ] নিকট বিক্রয় + মুনাফা - পরিচালন ব্যয়

২৬৩. বিক্রীত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] বিক্রয়যোগ্য পণ্য + তৈরি পণ্যের সমাপনী মজুদ
[খ] বিক্রয়যোগ্য পণ্য - তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ
[গ] বিক্রয়যোগ্য পণ্য + তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ
✅ বিক্রয়যোগ্য পণ্য - তৈরি পণ্যের সমাপনী মজুদ

২৬৪. কাঁচামাল ৩০,০০০ টাকা, মজুরি ১৫,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ২৫,০০০ টাকা, উৎপাদন ব্যয় ৭০,০০০ টাকা ও বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় ১২,৫০০ টাকা হলে রূপান্তর ব্যয় কত হবে? (প্রয়োগ)
[ক] ৩৫,০০০ টাকা
✅ ৪০,০০০ টাকা
[গ] ৪৫,০০০ টাকা
[ঘ] ১,১০,০০০ টাকা

২৬৫. কারখানার দারোয়ান, ফোরম্যান, মেরামত কর্মী, বিদ্যুৎ মিস্ত্রির মজুরি কী ধরনের খরচ? (অনুধাবন)
[ক] প্রত্যক্ষ মজুরি
✅ পরোক্ষ মজুরি
[গ] পরিচালন খরচ
[ঘ] কারখানা উপরিব্যয়

২৬৬. ক্রয়মূল্যের ওপর লাভের পরিমাণ ২৫% হলে এবং বিক্রয়ের পরিমাণ যদি ২০,০০০ টাকা হয় তবে লাভের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ২,০০০ টাকা
[খ] ৩,০০০ টাকা
✅ ৪,০০০ টাকা
[ঘ] ৫,০০০ টাকা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২৬৭. উৎপাদন ব্যয় বিবরণীতে- (অনুধাবন)
i. ব্যয়গুলোকে ধারাবাহিকভাবে সাজানো হয়
ii. বিবরণী আকারে প্রস্তুত করা হয়
iii. তারিখ অনুযায়ী প্রস্তুত করা হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৮. ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়- (অনুধাবন)
i. এক মাসের জন্য
ii. নির্দিষ্ট সময়ের জন্য
iii. প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কোনো সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৯. ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়- (অনুধাবন)
i. আর্থিক বছর শেষে
ii. আর্থিক বিবরণীর অংশ হিসাবে
iii. উৎপাদনে ব্যবহৃত উপাদানসমূহের খরচ দেখিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭০. উৎপাদন ব্যয় বিবরণীর ধাপগুলো হলো- (অনুধাবন)
i. উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী
ii. বিক্রীত পণ্যের ব্যয় বিবরণী
iii. বিশদ আয় বিবরণী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭১. উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার কারণ হলো- (অনুধাবন)
i. অতিরিক্ত ব্যয় হ্রাস করা
ii. বিস্তারিতভাবে খরচ জানা
iii. একক প্রতি ব্যয় বের করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭২. উৎপাদন ব্যয় নির্ণয় করার সময় বিস্তারিত হিসাব রাখার ফলে- (উচ্চতর দক্ষতা)
i. অপচয় ও অপব্যবহার রোধ করে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
ii. বিভিন্ন উপাদানের খরচ সম্পর্কে জানা যায়
iii. উপরিব্যয়ের আলাদাকরণ আংশিকভাবে সম্ভব হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭৩. আমদানি শুল্ক ও রপ্তানি শুল্ক আলাদা করে মনে করার উপযুক্ত কারণ হলো- (অনুধাবন)
i. আমদানি শুল্ক ও রপ্তানি শুল্ক উভয় প্রত্যক্ষ ব্যয়
ii. আমদানি শুল্ক ক্রয়মূল্যের সাথে সরাসরি জড়িত
iii. রপ্তানি শুল্ক পরোক্ষ ও বিক্রয় উপরিব্যয়ের সাথে জড়িত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭৪. কারখানার উপরিব্যয়ের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. পরোক্ষ কাঁচামাল
ii. পরোক্ষ মজুরি
iii. পরোক্ষ খরচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭৫. অফিস উপরিব্যয়- (অনুধাবন)
i. অ্যাপয়ন
ii. অনাদায়ী পাওনা
iii. মনিহারি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭৬. প্রশাসনিক উপরিব্যয় হলো- (অনুধাবন)
i. অফিস কর্মচারীদের বেতন
ii. অফিসের ভাড়া
iii. টেলিফোন বিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭৭. আপ্যায়ন খরচ হলো- (অনুধাবন)
i. প্রশাসনিক উপরিব্যয়
ii. প্রত্যক্ষ খরচ
iii. পরোক্ষ খরচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭৮. বিক্রয় উপরিব্যয় সংক্রান্ত উক্তির ক্ষেত্রে প্রযোজ্য হলো- (অনুধাবন)
i. এটি এক ধরনের পরোক্ষ খরচ
ii. এটি যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়
iii. এটি পণ্যের ক্রয়মূল্যের সাথে জড়িত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭৯. বিক্রয়মূল্য নির্ধারণে প্রয়োজন হয়- (প্রয়োগ)
i. মোট ব্যয় ও মুনাফা
ii. প্রত্যক্ষ খরচ ও পরোক্ষ খরচ
iii. মুখ্য ব্যয় ও উৎপাদন ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮০ ও ২৮১ নং প্রশ্নের উত্তর দাও:
শাওন ট্রেডার্সের ১০টি টেবিল তৈরি করার জন্য নিন্মোক্ত খরচগুলো করেন।

১. কাঠ ক্রয় ২,০০০ টাকা।

২. তারকাটা ক্রয় ৫০০ টাকা।

৩. সিরিস কাগজ ক্রয় ৫০ টাকা।

৪. মজুরি ১,০০০ টাকা।

৫. ম্যানেজারের বেতন, অফিস ও শোরুম ভাড়া ৫০০ টাকা।

২৮০. শাওন ট্রেডার্সের মুখ্য ব্যয়ের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ২,০০০ টাকা
✅ ৩,০০০ টাকা
[গ] ২,২৫০ টাকা
[ঘ] ২,৫০০ টাকা

২৮১. প্রতিটি চেয়ারে ১০০ টাকা লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? (প্রয়োগ)
[ক] ৩,০০০ টাকা
✅ ৫০৫ টাকা
[গ] ১,৫০০ টাকা
[ঘ] ২,০০০ টাকা

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮২ ও ২৮৩ নং প্রশ্নের উত্তর দাও:
প্রারম্ভিক কাঁচামাল ৫০,০০০ টাকা, সমাপনী কাঁচামাল ২৫,০০০ টাকা, প্রত্যক্ষ খরচ ১০,০০০ টাকা, উৎপাদন মজুরি ২,০০০ টাকা, নতুন কাঁচামাল ক্রয় ২৫,০০০ টাকা।

২৮২. ব্যবহৃত কাঁচামালের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ২৫,০০০ টাকা
✅ ৫০,০০০ টাকা
[গ] ৭৫,০০০ টাকা
[ঘ] ১,০০,০০০ টাকা

২৮৩. মুখ্য ব্যয়ের পরিমাণ কত? (প্রয়োগ))
[ক] ৬০,০০০ টাকা
[গ] ৭০,০০০ টাকা
✅ ৬২,০০০ টাকা
[ঘ] ১,০২,০০০ টাকা

২৮৪. প্রকৃত লাভ লোকসান নির্ণয়ে কোনটি প্রয়োজন?
✅ পণ্যের সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করা
[খ] পণ্যের গুণগতমান রাখা
[গ] পণ্যের মোড়ক আকর্ষণীয় করা
[ঘ] কম্পিউটারের মাধ্যমে হিসাব রাখা

২৮৫. ক্রয়কৃত পণ্যের দামের সাথে সরাসরি জড়িত খরচসমূহ যোগ করে কোনটি পাওয়া যায়?
[ক] বিক্রয়মূল্য
[খ] মুখ্য ব্যয়
✅ ক্রয়মূল্য
[ঘ] মোট ব্যয়

২৮৬. সাধারণ পণ্য ক্রয়ের সময় বিক্রেতাকে যে মূল্য প্রদান করা হয় তাকে কী বলে?
[ক] প্রত্যক্ষ খরচ
✅ ক্রয়মূল্য
[গ] মূখ্য ব্যয়
[ঘ] মোট ব্যয়

২৮৭. যদি বিক্রীত পণ্যের ব্যয় ২০,০০০ টাকা এবং বিক্রয়ের উপর মুনাফার হার ২০% হয় তবে বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ কত?
[ক] ১৬,০০০
[খ] ২০,০০০
[গ] ২৪,০০০
✅ ২৫,০০০

২৮৮. অফিস ও প্রশাসনসংক্রান্ত পরোক্ষ খরচকে কী বলা হয়?
[ক] অফিস খর
✅ প্রশাসনিক উপরিব্যয়
[গ] কারবার খরচ
[ঘ] কারখানা উপরিব্যয়

২৮৯. পণ্যের নতুন বাজার সৃষ্টি ও পুরাতন বাজার বজায় রাখার ক্ষেত্রে ব্যয়িত হয় কোন খরচ?
✅ বিক্রয় ও বিলি খরচ
[খ] প্রশাসনিক খরচ
[গ] প্রত্যক্ষ খরচ
[ঘ] কারখানা খরচ

২৯০. কোন অর্থনৈতিক সম্পদ অর্জনের জন্য যে মূল্য ত্যাগ করা হয় তাকে কী বলে?
[ক] অর্জিন ব্যয়
[খ] ক্রয়মূল্য
✅ ব্যয়
[ঘ] খরচ

২৯১. কাঁচামাল কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] পাঁচ
[ঘ] ছয়

২৯২. বই উৎপাদনে কোনটি প্রত্যক্ষ কাঁচামাল? [উত্তরা হাই স্কুল ও কলেজ, ঢাকা]
[ক] বাঁশ ও নলখাগড়া
[খ] কলম
✅ কাগজ
[ঘ] সুতা

২৯৩. পণ্যের নমুনা বিতরণ কোন ধরনের খরচ?
[ক] প্রত্যক্ষ খরচ
[খ] কারখানা উপরিব্যয়
[গ] প্রশাসনিক উপরিব্যয়
✅ বিক্রয় উপরিব্যয়

২৯৪. মাটি ছানা খরচ কোন প্রতিষ্ঠানের প্রত্যক্ষ খরচ?
[ক] ধান চাষ প্রকল্প
[খ] মুরগীর খামার
[গ] মাছ
✅ ইটের ভাটা

২৯৫. ম. রফিক এর উৎপাদন ব্যয় ১,৫০,০০০ টাকা, প্রারম্ভিক চলতি কার্য ২০,০০০ টাকা এবং প্রারম্ভিক কাঁচামাল ৩০,০০০ টাকা হলে উৎপাদিত পণ্যের ব্যয় কত?
✅ ১,৭০,০০০ টাকা
[খ] ১,৮০,০০০ টাকা
[গ] ২,০০,০০০ টাকা
[ঘ] ৫০,০০০ টাকা

২৯৬. দালানকোঠা নির্মাণে বিশেষ কংক্রিট মিক্সারের ভাড়া কী?
✅ প্রত্যক্ষ খরচ
[খ] পরোক্ষ খর
[গ] কারখানা উপরিব্যয়
[ঘ] বিক্রয় উপরিব্যয়

২৯৭. স্থাপত্য নকশা প্রণয়ন খরচ কোন খরচের আওতায় পড়ে?
✅ প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ
[খ] পরোক্ষ আরোপণযোগ্য খরচ
[গ] কারখানা উপরিব্যয়
[ঘ] প্রশাসনিক উপরিব্যয়

২৯৮. ‘Finished goods’ অর্থ কী? (জ্ঞান)
[ক] শেষ পণ্য
[খ] ভালো পণ্য
✅ ব্যবহার উপযোগী পণ্য
[ঘ] শেষ ভালো

২৯৯. নিচের কোনটি পরোক্ষ কাঁচামাল?
[ক] জুতার জন্যে চামড়া
[খ] কাপড় তৈরিতে সুতা
✅ মেশিন চালনায় ব্যবহৃত মবিল
[ঘ] আসবাবপত্র তৈরির কাঠ

৩০০. কোম্পানিকে কিসের বাজেট প্রস্তুত করতে হয়?
[ক] আয়ের
✅ প্রতিটি খরচের
[গ] উৎপাদনের
[ঘ] মজুদের

৩০১. কোম্পানির ভবিষ্যৎ কর্ম প্রণালীর দিক নির্দেশনাকে কী বলে?
[ক] প্রকল্প নির্বাচন
[খ] বাজেট প্রণয়ন
✅ বাজেট
[ঘ] পরিকল্পনা

৩০২. প্রকল্প হাতে নেওয়ার পূর্বে কী করা খুব জরুরি?
[ক] বাজেট প্রণয়ন
[খ] প্রকল্প বিশ্লেষণ
✅ প্রকল্পের লাভজনকতা যাচাই
[ঘ] সিদ্ধান্ত গ্রহণ

৩০৩. সামগ্রিকভাবে ব্যয়ের উপাদান কয়টি?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৩০৪. রূপান্তর ব্যয় গঠিত হয় কীভাবে?
[ক] মুখ্য ব্যয় ও প্রত্যক্ষ শ্রম দ্বারা
[খ] মুখ্য ব্যয় ও কারখানা উপরিব্যয় নিয়ে
✅ প্রত্যক্ষ শ্রম ও কারখানা উপরিব্যয় নিয়ে
[ঘ] উৎপাদন ব্যয় ও মুনাফা দ্বারা

৩০৫. পৌরকর কারখানার কী ধরনের খরচ?
[ক] প্রত্যক্ষ খরচ
[খ] প্রশাসনিক উপরিব্যয়
✅ কারখানা উপরিব্যয়
[ঘ] বিক্রয় উপরিব্যয়

৩০৬. বিক্রয় ৪৫,০০০ টাকা, বিক্রয় ফেরত ৫,০০০ টাকা, বিক্রীত পণ্যের মূল্য ২৫,০০০ টাকা হলে মোট মুনাফা কত?
✅ ১৫,০০০ টাকা
[খ] ২০,০০০ টাকা
[গ] ৪০,০০০ টাকা
[ঘ] ৬৫,০০০ টাকা

৩০৭. মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত হলো-
i. প্রত্যক্ষ কাঁচামাল
ii. প্রত্যক্ষ মজুরি
iii. প্রত্যক্ষ খরচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০৮. বিক্রয় উপরিব্যয়ের অন্তর্ভুক্ত হলো-
i. শো-রুম খরচ
ii. অনাদায়ী পাওনা
iii. ভ্রমণ খরচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০৯. ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকার জন্যে প্রয়োজন হয়-
i. সঠিক উৎপাদন ব্যয় নির্ণয়
ii. সঠিক ক্রয়মূল্য নির্ধারণ
iii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১০. কারখানার উপরিব্যয়ের অন্তর্ভুক্ত হলো-
i. পরোক্ষ কাঁচামাল
ii. পরোক্ষ মজুরি
iii. পরোক্ষ খরচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১১. প্রত্যক্ষ কাঁচামাল এর উদাহরণ হলো-
i. আসবাবপত্র তৈরিতে কাঠ
ii. পোশাক প্রস্তুতের জন্য সুতা
iii. চিনি তৈরিতে ইক্ষু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১২. ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়-
i. এক মাসের জন্য
ii. অর্ধ-বার্ষিক সময়ের জন্য
iii. বার্ষিক যেকোনো সময়ের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১৩. প্রত্যক্ষ কাঁচামাল এর উদাহরণ হলো-
i. আসবাবপত্র তৈরিতে কাঠ
ii. পোশাক প্রস্তুতের জন্য সুতা
iii. চিনি তৈরিতে ইক্ষু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১৪ ও ৩১৫ নং প্রশ্নের উত্তর দাও:
মি. “ত” এর মোট ব্যয় ৮০,০০০ টাকা এবং বিক্রয় ১,০০,০০০ টাকা।

৩১৪. মোট ব্যয়ের ওপর মুনাফার হার কত?
[ক] ২০%
✅ ২৫%
[গ] ৩০%
[ঘ] ৪০%

৩১৫. বিক্রয়ের ওপর মুনাফার হার কত?
[ক] ১০%
✅ ২০%
[গ] ২৫%
[ঘ] ৩০%

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১৬ ও ৩১৭ নং প্রশ্নের উত্তর দাও:
রাফিদ বেকারি ৫০০ পিছ রুটি তৈরির জন্য ২,০০০ টাকার ময়দা ক্রয় করে। এছাড়া কারিগরের মজুরি বাবদ ১,৫০০ টাকা এবং বিক্রয় কর্মীর বেতন বাবদ আরও ১,০০০ টাকা প্রদান করে।

৩১৬. রাফিদ বেকারির মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
[ক] ২,০০০ টাকা
[খ] ২,৫০০ টাকা
✅ ৩,৫০০ টাকা
[ঘ] ৪,৫০০ টাকা

৩১৭. রাফিদ বেকারির তৈরিকৃত প্রতিটি রুটির মোট ব্যয় কত?
[ক] ৬ টাকা
[খ] ৭ টাকা
✅ ৯ টাকা
[ঘ] ১১ টাকা

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১৮ ও ৩১৯ নং প্রশ্নের উত্তর দাও:
মি. হাসান খুলনা থেকে প্রতি লিটার ১৫০ টাকা করে ২০০ লিটার সয়াবিন তেল ক্রয় করেন। ক্রয়কৃত তেল আনার জন্য লিটার ৫ টাকা পরিবহন খরচ, ২ টাকা কুলি খরচ প্রদান করেন। তেল বিক্রয়ের জন্য পরিবহন বাবদ লিটার প্রতি ৫ টাকা ব্যয় করন।

৩১৮. প্রতি লিটার তেলের নিট ক্রয়মূল্য কত টাকা?
[ক] ১০০
[খ] ১০৫
[গ] ১১০
✅ ১৫৭

৩১৯. মি. হাসান প্রতি লিটারে ৩ টাকা লাভ করলে ১০০ লিটারের বিক্রয়মূল্য কত টাকা হবে?
[ক] ১০,৩০০ টাকা
✅ ১৬,৫০০ টাকা
[গ] ১১,০০০ টাকা
[ঘ] ১১,৭০০ টাকা
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide