SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১০ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
হিসাববিজ্ঞান
দশম অধ্যায়
আর্থিক বিবরণী

Class 9-10 Accounting MCQ Question and Answer. SSC Accounting MCQ Question and Answer for SSC Exam Preparation. SSC Hisab Biggan mcq Proshno Uttor. Hisab Biggan MCQ Question and Answer.
Accounting
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

📚 পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি ✍️
● একমালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী
প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে আর্থিক বিবরণী বলা হয়। আর্থিক বিবরণী বৃহদাকার ব্যবহারকারীদের প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা ও নগদ প্রবাহ সম্পর্কে তথ্য সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি হচ্ছে আর্থিক বিবরণী। আন্তর্জাতিক হিসাব মান-০১ (ওঅঝ-০১) অনুযায়ী বিবরণী ৫টি অংশে প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী ৫টি ধাপ হলো:
১. বিশদ আয় বিবরণী, ২. মালিকানা স্বত্ব বিবরণীর, ৩. আর্থিক অবস্থার বিবরণী, ৪. নগদ প্রবাহ বিবরণী, ৫. আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা।

● বিশদ আয় বিবরণীর প্রস্তুত প্রণালী
বিশদ আয় বিবরণীকে প্রধানত তিনটি ধাপে সাজিয়ে প্রস্তুত করা হয়।
◈ পণ্য বিক্রয়লব্ধ অর্থ থেকে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করা হয়।
◈ মোট মুনাফার সাথে পরোক্ষ পরিচালনা আয় যোগ করে সমষ্টি থেকে ব্যবসায়ের পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা নির্ণয় করা হয়।
◈ পরিচালন মুনাফার সাথে নিট অপরিচালন আয় / ব্যয় (অপরিচালন আয় - অপরিচালন ব্যয়) যোগ করে নিট মুনাফা নির্ণয় করা হয়।

● বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য
◈ বিশদ আয় বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি জানা যায়।
◈ এই বিবরণীর উদ্দেশ্য হলো মালিককে জানানো হয় যে, তিনি নিট লাভের অতিরিক্ত দাবি করতে পারেন না। নিট লাভের অতিরিক্ত দাবি করার অর্থ হলো ব্যবসায়ের মূলধন ভেঙে ফেলা যা ভবিষ্যতের কার্যক্রম ব্যাহত করবে।
◈ বিশদ আয় বিবরণীর বিভিন্ন আয় এবং ব্যয়গুলির বিশ্লেষণ করে ভবিষ্যতে কীভাবে আয় বাড়িয়ে এবং ব্যয় কমিয়ে নিট মুনাফা বৃদ্ধি করা যায় তার ব্যবস্থা করা যায়।

● বিশদ আয় বিবরণীর কয়েকটি দফা নিয়ে আলোচনা
১. প্রারম্ভিক মজুদ পণ্য: হিসাব বছরের প্রারম্ভে প্রতিষ্ঠানে যে পরিমাণ পণ্য মজুদ থাকে (বিগত বছরের অবিক্রীত) তাকে প্রারম্ভিক মজুদ পণ্য বলে। অর্থাৎ বিগত বছরের সমাপনী মজুদ চলতি বছরের প্রারম্ভিক মজুদ পণ্য বলে গণ্য হয়। প্রারম্ভিক মজুদ পণ্যকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করে বিশদ আয় বিবরণীতে বিক্রীত পণ্যের ব্যয় হিসেবে দেখানো হয়।

২. বিক্রীত পণ্যের ব্যয়: কোনো নির্দিষ্ট সময়ে যে পণ্য বিক্রি হয় তার জন্য ব্যয়িত খরচের সমষ্টিকে বিক্রীত পণ্যের ব্যয় বলা হয়। বিক্রীত পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুদ পণ্য + (নিট ক্রয় + ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ) - সমাপনী মজুদ পণ্য। এখানে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ বলতে যেমন: ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক ইত্যাদি অন্তর্ভুক্ত।

৩. পরিচালন আয়: কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা সেবা প্রতিষ্ঠান পরিচালনার ফলে প্রত্যক্ষভাবে যে আয় হয় তাকে পরিচালন আয় বলে। যেমন: পণ্য বিক্রয় বাবদ আয়, সেবা বিক্রয় বাবদ আয়।

৪. পরিচালন ব্যয়: ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য যে ব্যয় হয়, তাকে পরিচালন ব্যয় বলে। যেমন: বেতন প্রদান, বিমা খরচ, অবচয়, অনাদায়ী পাওনা ইত্যাদি।

◈ বিমা খরচ: ব্যবসায়ের বিভিন্ন সম্পদ যেমন দালানকোঠা, যন্ত্রপাতি, মজুদ পণ্য ইত্যাদির দুর্ঘটনাজনিত ক্ষতি পূরণের জন্য বিমা করা হয়। এই জন্য বিমা কোম্পানিতে প্রতি বছর প্রিমিয়াম দিতে হয়। এই প্রিমিয়ামই বিমা খরচ।

◈ অবচয়: ব্যবসায়ের ফলে স্থায়ী সম্পদের ক্ষয় হয়। এই ক্ষয়কে অবচয় বলে। এছাড়াও মডেল পরিবর্তন, ব্যবহারকারীর রুচির পরিবর্তন, দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ফেলে রাখার কারণেও কোন কোন সম্পদের অবচয় হতে পারে।

◈ অনাদায়ী পাওনা: ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দেনাদারের নিকট থেকে যে টাকা আদায় হবে না বলে নিশ্চিত সেটিকে অনাদায়ী পাওনা বা কুঋণ বলা হয়। দেনাদারের মৃত্যু, দেউলিয়া, নিখোঁজ প্রভৃতি ইহার কারণ।

◈ অনাদায়ী পাওনা সঞ্চিতি: ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দেনাদারের নিকট থেকে যে টাকা আদায় হবে না বলে সন্দেহ রয়েছে সেটিও ক্ষতি হিসাবে পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত করতে হবে।

৫. কারবারি খরচ ও অফিস খরচ: কারবার পরিচালনার জন্য যে খরচ হয় তাকে কারবারি খরচ এবং দৈনন্দিন অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য যে খরচ হয় তাকে অফিস খরচ বলে। কারবারি খরচ ও অফিস খরচ উভয়টি একই রেওয়ামিলের অন্তর্ভুক্ত হলে কারবারি খরচকে বিশদ আয় বিবরণীতে বিক্রীত পণ্যের ব্যয় হিসেবে দেখানো হয় এবং অফিস খরচকে বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে দেখানো হয়।

৬. অপরিচালন আয়: যেসব আয় ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত হয় না তাকে অপরিচালন আয় বলে। যেমন: ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা ইত্যাদি।

◈ প্রাপ্ত লভ্যাংশ: ব্যবসায়ের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ থাকলে তা বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা হয় এই শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশ একটি আয়।

◈ সুদ প্রাপ্তি: ব্যবসায়ের অতিরিক্ত অর্থ ব্যাংক বা লাভজনক খাতে বিনিয়োগ করা হলে তা থেকে সুদ পাওয়া যায়।

৭. অপরিচালন ব্যয়: যেসব খরচ ব্যবসায়িক কারণে সংঘটিত হয় না, তাকে অপরিচালন ব্যয় বলে। যেমন: ঋণের সুদ প্রদান, মূলধনের সুদ ইত্যাদি।

● একমালিকানা ব্যবসায়ের মালিকানা স্বত্ব বিবরণীর প্রস্তুত প্রণালী
মালিকানা স্বত্বের প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে অতিরিক্ত মূলধন আনয়ন, নিট লাভ / নিট ক্ষতি ও উত্তোলন সমন্বয়ের পর বৎসরান্তে বা হিসাবকালের শেষ দিন মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করার জন্যই মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করা হয়।

● আর্থিক অবস্থার বিবরণী
আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সকল সম্পদ, দায় ও মূলধন নিয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক অবস্থার বিবরণী স্থায়ী ও চলতি সম্পদ, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি দায় এবং মালিকের মূলধনের পরিমাণ জানা যায়। এসব তথ্যকে বিশ্লেষণ করে ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা যায়।

● আর্থিক অবস্থার বিবরণীর প্রস্তুত প্রণালী
আর্থিক অবস্থা বিবরণীতে দুই স্তরে তথ্য লিপিবদ্ধ করা হয়। প্রথম স্তরে সম্পদসমূহ লিপিবদ্ধ করা হয়। সম্পদসমূহ দুই ভাগে দেখান হয়।
ক. স্থায়ী সম্পদ যেমন: জমি, দালানকোঠা এবং চলতি সম্পদ যেমন: খ. নগদ, দেনাদার এবং মজুদ পণ্য। দ্বিতীয় স্তরে দায়সমূহ ও মূলধন দেখান হয়। দায়সমূহ দুই ভাগে দেখান হয়: ক. চলতি দায় যেমন: পাওনাদার ও বকেয়া খরচসমূহ এবং খ. দীর্ঘমেয়াদি দায় যেমন ব্যাংক ঋণ। মোট দায়ের পরই মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত দেখানো হয়। মোট দায় এবং মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্তের সমষ্টি মোট সম্পদের সমান হবে।

● সম্পদ ও দায়ের শ্রেণিবিভাগের প্রয়োজন
বিভিন্ন সম্পদের প্রকৃতি, ব্যবহার এবং উদ্দেশ্য বিভিন্ন রকমের। কোন সম্পদ তাড়াতাড়ি নগদে রূপান্তর করা যাবে এবং কোন সম্পদ স্থায়ীভাবে ব্যবহার করা হবে তা জানা থাকলে বিভিন্ন শ্রেণির সম্পদের ব্যবস্থাপনাও সহজ হবে এবং প্রত্যেকটির উপর পৃথকভাবে জোর দেওয়া হবে। তেমনিভাবে, বিভিন্ন দায়ের প্রকৃতি ও উদ্দেশ্য ভিন্ন। কোন দায় তাড়াতাড়ি এবং কোন দায় দেরিতে পরিশোধ করা হবে তা জানা যায় এবং দুই শ্রেণির দায়ের ব্যবস্থাপনাও দুই রকমের হবে। সম্পদ ও দায়ের শ্রেণিবিভাগ নিচে আলোচনা করা হলো-

চলতি সম্পদ: যে সকল সম্পদ সর্বোচ্চ এক বছরের মধ্যে ব্যবসায়ের স্বাভাবিক প্রক্রিয়ায় নগদ অর্থে রূপান্তরযোগ্য তাহাই চলতি সম্পদ। যেমন: নগদ ও ব্যাংকে জমা, দেনাদার, মজুদ পণ্য ইত্যাদি।

স্থায়ী সম্পদ: এ সকল সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবসায়ে ব্যবহৃত হয়। এ গুলো বিক্রয়ের জন্য ক্রয় করা হয় নাই। জমি, দালানকোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি স্থায়ী সম্পদের উদাহরণ।

চলতি দায়: যে দায় এক বছরের মধ্যে পরিশোধন হবে তা চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। যেমন: পাওনাদার, বকেয়া খরচ ইত্যাদি।

দীর্ঘমেয়াদি দায়: যে দায় দীর্ঘ সময়ের জন্য নেয়া হয়েছে তা স্থায়ী বা দীর্ঘমেয়াদি দায়। যেমন: মেয়াদি ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ ইত্যাদি।

● আর্থিক বিবরণী প্রস্তুতকরণে হিসাববিজ্ঞানের নীতিমালা:
বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণে হিসাববিজ্ঞানের কিছু নিয়ম নীতি মানা হয়। সঠিকভাবে লাভ-ক্ষতি এবং সম্পদ ও দায় দেনার পরিমাণ নিরূপণ করতে হলে এই নীতি অনুসরণ করা একান্ত আবশ্যক। নিচে এই নীতিগুলো উল্লেখ করা হলো:
১. ব্যবসায়িক স্বত্বা নীতি, ২. চলমান প্রতিষ্ঠান ধারণা, ৩. হিসাবকাল ধারণা, ৪. বকেয়া ধারণা, ৫. রক্ষণশীলতার নীতি, ৬. ক্রয়মূল্য নীতি, ৭. সামঞ্জস্যতা নীতি ও ৮. বস্তুনিষ্ঠতা ধারণা।

● আর্থিক বিবরণী প্রস্তুতকরণে বিবেচ্য সমন্বয়সমূহ:
আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় রেওয়ামিল বহির্ভুত বিভিন্ন তথ্য আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়। নিচে এসব তথ্য অন্তর্ভুক্ত করার নিয়ম বর্ণনা করা হলো-

১. সমাপনী মজুদ পণ্য: নির্দিষ্ট সময়কালের শেষে অবিক্রীত পণ্যকে সমাপনী মজুদ পণ্য বলে। রক্ষণশীলতা নীতি অনুযায়ী ক্রয়মূল্য বা বাজারমূল্য যেটি কম সেটি মজুদ পণ্যের মূল্য হিসেবে ধরতে হয়। সমাপনী মজুদ পণ্য সাধারণত রেওয়ামিলের বাইরে উল্লেখ থাকে। সমাপনী মজুদ পণ্য বিশদ আয় বিবরণীতে বিক্রীত পণ্যের ব্যয় থেকে বাদ দিয়ে লিখতে হয় এবং ব্যবসায়ের সম্পদ বিধায় আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে লিখতে হয়।

২. বকেয়া ব্যয়: সংশ্লিষ্ট হিসাবকালে কোনো ব্যয় যদি পরিশোধ করা না হয়ে থাকে তাকে বকেয়া ব্যয় বলে। উক্ত অপরিশোধিত ব্যয় সংশ্লিষ্ট হিসাবকালের খরচ ও দায়। বকেয়া ব্যয়টি বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ করে দেখাতে হয় এবং আর্থিক অবস্থার বিবরণীতে বকেয়া ব্যয় চলতি দায় হিসেবে দেখাতে হয়।

৩. অগ্রিম প্রদত্ত ব্যয়: সংশ্লিষ্ট হিসাবকালের প্রদত্ত ব্যয়ের অতিরিক্ত অর্থ প্রদান করা হলে তাকে অগ্রিম প্রদত্ত ব্যয় বলা হয়। আগামী অর্থবছরের ব্যয় চলতি হিসাবকালে প্রদান করা হলে সে অগ্রিম প্রদত্ত ব্যয়কে চলতি সালের ব্যয় ধরা যাবে না। এরূপ ক্ষেত্রে অগ্রিম প্রদত্ত ব্যয় বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট ব্যয়ে থেকে বাদ দিয়ে দেখাতে হয় এবং অগ্রিম প্রদত্ত ব্যয় আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে দেখাতে হয়।

৪. প্রাপ্য আয় বা বকেয়া আয়: নির্দিষ্ট হিসাবকালের আয় প্রাপ্য হওয়া সত্তে¡ও উক্ত সময়ের শেষ তারিখ পর্যন্ত তা না পাওয়া গেলে তাকে প্রাপ্য আয় বলে। আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় উক্ত প্রাপ্য আয়কে সংশ্লিষ্ট হিসাবকালের আয় বিবেচনা করতে হবে। এরূপ প্রাপ্য আয়কে বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ করে দেখাতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে দেখাতে হবে।

৫. অগ্রিম প্রাপ্ত আয়: পরবর্তী হিসাব বছরের আয় যদি চলতি হিসাবকালে পাওয়া যায় তাকে অগ্রিম প্রাপ্ত আয় বলে। অগ্রিম প্রাপ্ত আয়ের অর্থ বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয়ের দফা থেকে বাদ দিয়ে দেখাতে হয় এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে দেখাতে হয়।

৬. মালিক কর্তৃক পণ্য উত্তোলন: মালিক নিজ প্রয়োজনে কারবার থেকে পণ্য উত্তোলন করতে পারে। এরূপ পণ্য উত্তোলন সমন্বয়ে থাকলে তা বিক্রীত পণ্যের ব্যয়ে ক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হবে। যেহেতু উক্ত পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবহৃত হয়নি তাই নগদ উত্তোলনের সাথে যোগ করে যোগফলকে মালিকানা স্বত্ব বিবরণীতে মূলধন থেকে বাদ দিয়ে দেখাতে হবে।

৭. অবচয়: ব্যবহার বা অন্য কোনো কারণে কারবারের স্থায়ী সম্পদের যে মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলা হয়। অবচয় কারবারের একটি মুনাফা জাতীয় ক্ষতি যা বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে দেখাতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে সংশ্লিষ্ট স্থায়ী সম্পদ থেকে বাদ দিতে হবে।
উল্লেখ্য, ভূমির মূল্য হ্রাস পায় না বলে ভূমির ওপর অবচয় হিসাবভুক্ত করা উচিত নয়।

৮. অনাদায়ী পাওনা: দেনাদারের নিকট থেকে যে পরিমাণ অর্থ আদায় করা সম্ভব হবে না তাকে অনাদায়ী পাওনা বলে। এটা কারবারের একটি মুনাফা জাতীয় ক্ষতি। সমন্বয়ে অনাদায়ী পাওনা দেয়া থাকলে তা বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে দেখাতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে দেনাদার/প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে দেখাতে হবে। যদি রেওয়ামিলে অনাদায়ী পাওনা থাকে, সে ক্ষেত্রে বিশদ আয় বিবরণীতে উক্ত অনাদায়ী পাওনার সাথে সমন্বয়ের অনাদায়ী পাওনা যোগ করে দেখাতে হবে।

৯. অনাদায়ী পাওনা সঞ্চিতি / কুঋণ সঞ্চিতি: বর্তমান দেনাদার / প্রাপ্য হিসাবের যে অংশ ভবিষ্যতে আদায় হবে না বলে সন্দেহ করা হয় তাকে বলা হয় সন্দেহজনিত পাওনা। এ সন্দেহজিনত পাওনা থেকে সৃষ্ট সম্ভাব্য ক্ষতিকে মোকাবিলা করার জন্য লাভের যে অংশ পৃথক করে রাখা হয় তাকে অনাদায়ী / কুঋণ সঞ্চিতি বা সন্দেহজনক পাওনা সঞ্চিতি বলে। এরূপ সঞ্চিতি বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে দেনাদার / প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে দেখাতে হবে।

১০. দেনাদার / প্রাপ্য হিসাবের ওপর বাট্টা সঞ্চিতি: নির্ধারিত সময়ের মধ্যে দেনাদার / প্রাপ্যসমূহ থেকে পাওনা আদায় হলে তাদের কিছু পাওনা ছাড় দেয়া হয়। এ ছাড়কে প্রদত্ত বাট্টা বলা হয়। ভবিষ্যতে বর্তমান দেনাদার / প্রাপ্য হিসাব থেকে পাওনা আদায় করার সময় যে অর্থ ছাড় দিতে হতে পারে উক্ত পরিমাণ ছাড় বা বাট্টার জন্য সৃষ্ট সঞ্চিতিই দেনাদার / প্রাপ্য হিসাবের উপর বাট্টা সঞ্চিতি। এ সঞ্চিতি বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে দেখাতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে দেনাদার / প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে।

উদাহরণ: রেওয়ামিলে দেনাদার / প্রাপ্য হিসাবের পরিমাণ ২১,০০০ টাকা। সমন্বয়ে বলা আছে যে, দেনাদার প্রাপ্য হিসাবের ওপর ২% হারে বাট্টা সঞ্চিতি রাখতে হবে। এখানে দেনাদার / প্রাপ্য হিসাবের ওপর বাট্টা সঞ্চিতি (২১,০০০ × ২%) টাকা বা ৪২০ টাকা বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে দেখাতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে দেখাতে হবে।

উল্লেখ্য, সমন্বয়ে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে দেনাদার / প্রাপ্য হিসাবের ওপর বাট্টা সঞ্চিতি নির্ণয় করার পূর্বে দেনাদার / প্রাপ্য হিসাব থেকে সমন্বয়ের অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিয়ে নিতে হবে এবং বাদ দেয়ার পর দেনাদার / প্রাপ্য হিসাবের যে ব্যালেন্স পাওয়া যাবে তার ওপর দেনাদার / প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি নির্ণয় করতে হবে।

১১. পাওনাদার / প্রদেয় বাট্টা সঞ্চিতি: দেনাদার / প্রাপ্য হিসাবের ওপর যেমন বাট্টা মঞ্জুর করা হয় তেমনিভাবে দ্রুত পাওনা পরিশোধের জন্য পাওনাদারের নিকট থেকে প্রদেয় অর্থের ওপর বাট্টা পাওয়া যায়। এ বাট্টা ব্যবসায়ের আয়। পাওনাদার / প্রদেয় হিসাবের ওপর কী পরিমাণ বাট্টা পাওয়া যাবে তা নিশ্চিতভাবে বলা যায় না। তাই এর সম্ভাব্য পরিমাণ নিরূপণের জন্য নির্ধারিত হারে সঞ্চিতি তৈরি করা হয়। রক্ষণশীলতা নীতি অনুযায়ী এই সম্ভাব্য আয় হিসাবের বইতে দেখানো উচিত নয়।

পাওনাদার / প্রদেয় হিসাবের ওপর বাট্টা সঞ্চিতি বিশদ আয় বিবরণীতে পরিচালন আয় হিসেবে দেখানো হয় এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে পাওনাদার / প্রদেয় হিসাব থেকে বাদ দিয়ে নিট পরিমাণ দেখানো হয়।

১২. মূলধনের সুদ: মালিক ব্যবসায়ে যে অর্থ প্রদান করেন তাই মূলধন। মূলধন কারবারের একটি দায়। এর ওপর অনেক সময় কারবারকে একটি নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়। যেহেতু সুদ প্রদান করতে হয় তাই মূলধনের সুদ কারবারের খরচ যা বিশদ আয় বিবরণীতে অপরিচালন ব্যয় হিসেবে দেখাতে হবে এবং মালিকানা স্বত্ব বিবরণীতে মূলধনের সাথে যোগ করে দেখাতে হবে।

১৩. উত্তোলনের সুদ: আর্থিক হিসাব বছরে মালিক কারবার থেকে যে পরিমাণ অর্থ গ্রহণ করে থাকে তাকে উত্তোলন বলে। অনেক সময় কারবার মালিকের নিকট থেকে এ উত্তোলনের ওপর একটি নির্দিষ্ট হারে সুদ আদায় করে যা কারবারের আয়। যেহেতু সমন্বয়ে থাকে তাই এ সুদ বিশদ আয় বিবরণীতে অপরিচালন আয় হিসেবে দেখাতে হবে এবং মালিকানা স্বত্ব বিবরণীতে মূলধন থেকে বাদ দিয়ে দেখাতে হবে। অনেক ক্ষেত্রেই উত্তোলনের তারিখ দেওয়া থাকে না। তারিখ না থাকলে গড় ভিত্তিতে ৬ মাসের সুদ ধরা উচিত এবং এটিই যুক্তসঙ্গত।

● ব্যবসায়ের আর্থিক অবস্থার মূল্যায়ন
বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা ব্যবসায়ের আর্থিক অবস্থা জানতে পারি। যেমন: লাভ-ক্ষতি, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, চলতি দায়, দীর্ঘমেয়াদি দায়, মূলধনের পরিমাণ ইত্যাদি।

মুনাফার হার: নিট মুনাফাকে আমরা বিক্রয়লব্ধ অর্থ এবং বিনিয়োজিত মূলধনের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ নিট মুনাফা ও বিক্রয়লব্ধ অর্থের শতকরা হার এবং নিট আয় ও বিনিয়োজিত মূলধনের শতকরা হার নির্ণয় করতে পারি। এই শতকরা হার যে বছরে বেশি সেই বছরের মুনাফা অর্জনের ক্ষমতা অন্য বছরের চেয়ে ভালো। তেমনিভাবে, এই শতকরা হার যে ব্যবসায়ের বেশি সে ব্যবসায়ের মুনাফা অর্জনের ক্ষমতা অন্য ব্যবসায়ের চেয়ে ভালো।

১. নিট মুনাফার হার = নিট মুনাফা/নিট বিক্রয় × ১০০
২. বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার = নিট মুনাফা/বিনিয়োজিত মূলধন × ১০০
চলতি দায় পরিশোধ ক্ষমতা: চলতি সম্পদ এবং চলতি দায়ের তুলনা করে অর্থাৎ চলতি সম্পদ ও চলতি দায়ের অনুপাত নির্ণয় করে ব্যবসায়ের চলতি দায় পরিশোধ ক্ষমতা জানা যায়। চলতি দায় পরিশোধ ক্ষমতার জন্য সাধারণত দুটি অনুপাত নির্ণয় করা হয়।

১. চলতি অনুপাত = চলতি সম্পত্তি/চলতি দায়
২. তারল্য অনুপাত = চলতি - (মজুদ পণ্য + অগ্রিম খরচ) /চলতি দায়
অগ্রিম পরিশোধিত খরচ এবং মজুদ পণ্য অতি দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় না বিধায় তারল্য অনুপাত নির্ণয়ে এই আইটেমগুলো বাদ রাখা হয়। চলতি অনুপাত সাধারণত ২ : ১ হওয়া ভালো অর্থাৎ প্রতি ১ টাকা চলতি দায়ের বিপরীতে ২ টাকার চলতি সম্পত্তি থাকা বঞ্চনীয় এবং প্রতি ১ টাকা তরল দায় পরিশোধের জন্য ১ টাকার তরল সম্পদ থাকা বঞ্চনীয়। অর্থাৎ তারল্য অনুপাতের ক্ষেত্রে আদর্শ মান হলো ১ : ১।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. পরিচালন আয়-
i. আসবাবপত্র বিক্রয়
ii. ধারে পণ্য বিক্রয়
iii. নগদে পণ্য বিক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২. কোনটি সত্য?
[ক] মুনাফা মূলধনের পরিবর্তন ঘটায়
[খ] মুনাফা মূলধনের হ্রাস ঘটায়
[গ] মূলধন শুধুই মুনাফা থেকে আসে
✅ মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়

৩. মোট মুনাফা হলো-
[ক] পরিচালন মুনাফা + পরিচালন ব্যয়
✅ বিক্রয় - ক্রয়
[গ] বিক্রীত পণ্যের ব্যয় + প্রারম্ভিক মজুদ পণ্য
[ঘ] নীট মুনাফা - পরিচালনা ব্যয়

৪. অপরিচালন আয়-
i. বিনিয়োগের সুদ
ii. বিক্রয়
iii. শিক্ষানবীশ সেলামি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫. বিক্রয় ১৮,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ২,৫০০ টাকা, সমাপনী মজুদ ১,৭০০ টাকা, ক্রয় ১৩,৪০০ টাকা এবং ক্রয় পরিবহন ৭০০ টাকা হলে; বিক্রীত পণ্যের ব্যয় কত?
[ক] ১৬,৬০০ টাকা
✅ ১৪,৯০০ টাকা
[গ] ১৫,৯০০ টাকা
[ঘ] ১৮,৩০০ টাকা

৬. অবচয় হলো-
[ক] স্থায়ী সম্পদের ক্রয়কৃত মূল্য
[খ] পুরাতন স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থ
✅ ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের যে অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে
[ঘ] পুরাতন স্থায়ী সম্পদের প্রতিস্থাপন ব্যয়

৭. সম্ভাব্য অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হয় যখন-
[ক] দেনাদার দেউলিয়া হয়ে যায়
[খ] দেনাদারকে খুঁজে পাওয়া যায় না
[গ] দেনাদারের নিকট প্রাপ্য অর্থ নিশ্চিত পাওয়া যাবে না
✅ দেনাদারের নিকট প্রাপ্য অর্থ আদায় নাও হতে পারে

৮. যদি মোট মুনাফা ৭০,০০০ টাকা পরিচালন ব্যয় ৩৫,০০০ টাকা, অপরিচালন আয় ১৫,০০০ টাকা হয়, তবে নিট মুনাফা হবে-
[ক] ২০,০০০ টাকা
[খ] ২৫,০০০ টাকা
[গ] ৩৫,০০০ টাকা
✅ ৫০,০০০ টাকা

৯. কবির এন্ড ব্রাদার্স এর মোট লাভ হওয়া সত্ত্বেও নীট ক্ষতি হওয়ার কারণ কী?
[ক] খরচ হ্রাস
[খ] সম্পদ হ্রাস
✅ খরচ বৃদ্ধি
[ঘ] সম্পদ বৃদ্ধি

১০. কোনটি বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়?
✅ অফিস খরচ
[খ] মালিক কর্তৃক পণ্য উত্তোলন
[গ] কাঁচামাল
[ঘ] পণ্য ক্রয়ের ভাড়া

১১. পাওনাদার আর্থিক অবস্থার বিবরণীর কোন অংশে থাকে?
[ক] চলতি সম্পদ
✅ চলতি দায়
[গ] স্থায়ী সম্পদ
[ঘ] দীর্ঘ মেয়াদী দেনা

১২. জনাব রহিমের হিসাবের বইতে বিশ্বনাথের হিসাব ডেবিট ব্যালেন্স ৫০০ টাকা কী বুঝায়?
[ক] বিশ্বনাথের কাছে রহিমের দেনা ৫০০ টাকা
[খ] রহিম বিশ্বনাথের থেকে পণ্য কিনেছে ৫০০ টাকা
✅ রহিমের কাছে বিশ্বনাথের দেনা ৫০০ টাকা
[ঘ] বিশ্বনাথের কাছ থেকে ৫০০ টাকা পাওয়া গেছে

১৩. তারল্যের অনুপাত কোনটি?
[ক] চলতি দায়-
(মজুদ পণ্য + অগ্রিম খরচ)চলতি সম্পত্তি
[খ] চলতি সম্পত্তি + (মজুদ পণ্য - অগ্রিম খরচ)চলতি দায়
[গ] চলতি সম্পত্তিচলতি দায়
✅ চলতি সম্পত্তি-
(মজুদ পণ্য + অগ্রিম খরচ)চলতি দায়

১৪. নীট অপরিচালন আয়-
[ক] পরিচালন আয়-অপরিচালন ব্যয়
✅ অপরিচালন আয়-অপরিচালন ব্যয়
[গ] অপরিচালন আয়-পরিচালন ব্যয়
[ঘ] পরিচালন আয়-পরিচালন ব্যয়

১৫. কোনটি পরিচালন আয়?
[ক] উপভাড়া
[খ] শিক্ষানবিশ সেলামী
✅ বাট্টা প্রাপ্তি
[ঘ] বিনিয়োগের সুদ

১৬. দীর্ঘমেয়াদী দায় কোনটি?
[ক] পাওনাদার
[খ] প্রদেয় বিল
✅ বন্ধকি ঋণ
[ঘ] বকেয়া বেতন

১৭. কোন নীতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়?
[ক] ব্যবসায়িক স্বত্ত্ব নীতি
[খ] ক্রয়মূল্য নীতি
[গ] সামঞ্জস্যতার নীতি
✅ রক্ষণশীলতার নীতি

১৮. কোনটি অনুপার্জিত আয়?
[ক] কমিশন
[খ] প্রাপ্য কমিশন
[গ] প্রাপ্ত কমিশন
✅ অগ্রিম প্রাপ্ত কমিশন

১৯. মি: মতিনের ২০১৮ সালের ব্যবসায়ের নীট মুনাফা ২০,০০০ টাকা, আসবাবপত্র ১,৩০,০০০ টাকা ও পাওনাদার ৩০,০০০ টাকা হলে বিনিয়োজিত মূল্যধনের উপর মুনাফার হার কত?
[ক] ১০%
[খ] ১৫%
[গ] ১৮%
✅ ২০%

২০. হিসাববিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য-
[ক] ব্যয় নিয়ন্ত্রণ
[খ] লেনদেন লিপিবদ্ধকরণ
[গ] ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ
✅ ফলাফল নির্ণয়

২১. জনাব নূরীর কারবারের দেনাদার ১৩,০০০ টাকা, অলিখিত ধারে বিক্রয় ৫,০০০ টাকা ও কুঋণ ২,০০০ টাকা ধরা হলে প্রকৃত দেনাদার কত?
[ক] ১৩,০০০ টাকা
✅ ১৬,০০০ টাকা
[গ] ১৮,০০০ টাকা
[ঘ] ২০,০০০ টাকা

২২. ব্যবসায় থেকে মালিককে পৃথক বিবেচনা করা হিসাববিজ্ঞানের কোন নীতির অন্তর্গত-
[ক] সামঞ্জস্যতা নীতি
[খ] রক্ষণশীলতার নীতি
[গ] ক্রয়মূল্য নীতি
✅ ব্যবসায়িক স্বত্ত্বা নীতি

২৩. মোট মুনাফা বলতে কী বুঝায়?
✅ বিক্রয়-ক্রয়
[খ] পরিচালন মুনাফা + পরিচালন ব্যয়
[গ] বিক্রিত পণ্যের ব্যয় + প্রারম্ভিক মজুদ পণ্য
[ঘ] নিট মুনাফা-পরিচালন ব্যয়

২৪. কোনটি চলতি সম্পদ?
[ক] ভূমি
[খ] যন্ত্রপাতি
[গ] আসবাবপত্র
✅ সমাপনী মজুদ পণ্য

২৫. চলতি অনুপাতের আদর্শ মান কোনটি?
✅ ২ : ১
[খ] ১ : ২
[গ] ১ : ১
[ঘ] ১ : ৩

২৬. কোনটি সঠিক?
[ক] মুনাফা মূলধনের পরিবর্তন ঘটায় না
[খ] মুনাফা মূলধনের হ্রাস ঘটায়
[গ] মূলধন শুধু মুনাফা থেকে আসে
✅ মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়
রিফা স্টোর্সের হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাদি পাওয়া গেল:
মোট মুনাফা১০,০০০ টাকা
নিট মুনাফা৮,০০০ টাকা
নিট বিক্রয় ১,০০,০০০ টাকা

২৭. নিফা স্টোর্সের নিট মুনাফার হার কত?
[ক] ১২৫%
[খ] ৮০%
[গ] ১০%
✅ ৮%

২৮. কোন নীতির ভিত্তিতে আমরা ভবিষ্যতের সকল সম্ভাব্য ব্যয় বা ক্ষতিকে হিসাবভুক্ত করি?
[ক] সামঞ্জস্যতা নীতি
[খ] হিসাবকাল নীতি
[গ] বকেয়া ধারণা নীতি
✅ রক্ষণশীলতার নীতি

২৯. কোনটি চলতি দায়?
✅ ব্যবসায়িক ঋণ
[খ] বন্ধকী ঋণ
[গ] ব্যাংক ঋণ
[ঘ] সাধারণ সঞ্চিতি

৩০. পরিচালনা ব্যয়-
i. মূলধনের সুদ
ii. অনাদায়ী পাওনা
iii. বিমা প্রিমিয়াম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. প্রত্যক্ষ পরিচালন ব্যয়গুলো হলো-
i. ক্রয়
ii. আমদানি শুস্ক
iii. মজুরি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:-
মিজান ট্রেডার্স-এর ৩১ ডিসেম্বর ২০১৮ ইং এর খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ:

১০০% বিনিয়োগ (১-৭-১৩) ২০,০০০ টাকা, বিক্রয় ১,০০,০০০ টাকা ও বিনিয়োগের সুদ ৫০০ টাকা।

৩২. উক্ত তথ্য অনুসারে মিজান ট্রেডার্স-এর বিনিয়োগের বকেয়া সুদের পরিমাণ কত?
✅ ৫০০ টাকা
[খ] ১,০০০ টাকা
[গ] ১,৫০০ টাকা
[ঘ] ২,০০০ টাকা

৩৩. মিজান ট্রেডার্স-এর প্রত্যক্ষ পরিচালন আয়ের পরিমাণ কত?
✅ ১,০০,০০০ টাকা
[খ] ১,০০,৫০০ টাকা
[গ] ১,০১,০০০ টাকা
[ঘ] ১,০২,০০০ টাকা

নিচের তথ্যটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:-
রেজা এন্ড সন্স এর প্রারম্ভিক মূলধন ১,৫০,০০০ টাকা, বিক্রয়মূল্য ২,০০,০০০ টাকা, নীট মুনাফা ২৫,০০০ টাকা এবং উত্তোলন ৩৫,০০০ টাকা।[দি. বো. ’১৫]

৩৪. রেজা এন্ড সন্স এর নীট মুনাফা অনুপাত হবে-
[ক] ১০%
✅ ১২. ৫%
[গ] ১৫%
[ঘ] ২০%

৩৫. ‘রেজা এন্ড সন্স’ এর মালিকানা স্বত্বের পরিমাণ কত?
[ক] ১,৭৫,০০০ টাকা
✅ ১,৪০,০০০ টাকা
[গ] ১,৯০,০০০ টাকা
[ঘ] ২,৬০,০০০ টাকা

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও: -
মি: শামীমের কতিপয় হিসাবের জের হল : নগদ ৭৫,০০০ টাকা, মজুদ পণ্য ২০,০০০ টাকা অফিস সরঞ্জাম ২০,০০০ টাকা এবং পাওনাদার ১০,০০০ টাকা।

৩৬. মি: শামীমের মূলধনের পরিমাণ কত?
[ক] ৮৫,০০০ টাকা
[খ] ৯৫,০০০ টাকা
[গ] ১,০০,০০০ টাকা
✅ ১,০৫,০০০ টাকা

৩৭. মি: শামীমের চলতি সম্পদের পরিমাণ কত?
[ক] ৭৫,০০০ টাকা
✅ ৯৫,০০০ টাকা
[গ] ১,০৫,০০০ টাকা
[ঘ] ১,১৫,০০০ টাকা

এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৩৮. হিসাব বছরের শেষে একজন ব্যবসায়ী কী জানতে চায়? (জ্ঞান)
[ক] শুধু নিট লাভের পরিমাণ
[খ] শুধু নিট ক্ষতির পরিমাণ
✅ সম্পত্তি ও দায়-দেনার পরিমাণ
[ঘ] শুধু মূলধনের পরিমাণ

৩৯. ব্যবসায়ের লাভ বা ক্ষতি নিরূপণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম কী? (জ্ঞান)
[ক] আয় ব্যয় বিবরণী
✅ বিশদ আয় বিবরণী
[গ] লাভক্ষতি বিবরণী
[ঘ] আর্থিক অবস্থার বিবরণী

৪০. সম্পদ ও দায়-দেনা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম কী? (জ্ঞান)
[ক] বিশদ আয় বিবরণী
✅ আর্থিক অবস্থার বিবরণী
[গ] আয় বিবরণী
[ঘ] উদ্বৃত্ত বিবরণী

৪১. আর্থিক অবস্থার বিবরণী পূর্বে কী নামে পরিচিত ছিল? (জ্ঞান)
[ক] আর্থিক বিবরণী
✅ উদ্বৃত্তপত্র
[গ] সম্পদ ও দায় বিবরণী
[ঘ] আর্থিক ফলাফল বিবরণী

৪২. আয় বিবরণীর বর্তমান নাম কী? (জ্ঞান)
[ক] শ্রেণিভিত্তিক আয় বিবরণী
✅ বিশদ আয় বিবরণী
[গ] আর্থিক অবস্থার বিবরণী
[ঘ] বিশদ বিবরণী

৪৩. কোনটি গ্রহণের ক্ষেত্রে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা প্রয়োজন? (অনুধাবন)
[ক] মুনাফা
[খ] পরিকল্পনা
✅ সিদ্ধান্ত
[ঘ] ঋণ

৪৪. প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানে কোনটি করা প্রয়োজন? (জ্ঞান)
[ক] আর্থিক বিবরণী তৈরি
[খ] আর্থিক ফলাফল নির্ণয়
✅ আর্থিক বিবরণীর বিশ্লেষণ
[ঘ] দায়-দেনা বিশ্লেষণ

৪৫. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোগত সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] আয় বিবরণী
[খ] বিশদ আয় বিবরণী
✅ আর্থিক বিবরণী
[ঘ] আর্থিক অবস্থার বিবরণী

৪৬. আর্থিক বিবরণী কী সরবরাহ করে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে? (জ্ঞান)
[ক] নগদ তহবিল
[খ] প্রয়োজনীয় সূত্র
[গ] দিক নির্দেশনা
✅ আর্থিক তথ্য

৪৭. বৃহদাকার ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে কোনটি? (জ্ঞান)
[ক] বিশদ আয় বিবরণী
[খ] উদ্বৃত্তপত্র
[গ] আর্থিক অবস্থার বিবরণী
✅ আর্থিক বিবরণী

৪৮. প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ান্তে আর্থিক বিবরণী প্রস্তুত করে কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] ব্যবসায়ের সম্পত্তি ও দায়-দেনার অবস্থা মূল্যায়নের জন্য
[খ] ব্যবসায়ের আর্থিক ফলাফল ও সার্বিক অবস্থা মূল্যায়নের জন্য
[গ] হিসাব রক্ষকের দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা মূল্যায়নের জন্য
✅ ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের জন্য

৪৯. ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়নের অন্যতম ভিত্তি কোনটি? (জ্ঞান)
[ক] আয় বিবরণী
✅ আর্থিক বিবরণী
[গ] বিশদ আয় বিবরণী
[ঘ] আর্থিক অবস্থার বিবরণী

৫০. আন্তর্জাতিক হিসাব মান-০১ অনুযায়ী আর্থিক বিবরণী কয়টি অংশে প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

৫১. হিসাব তথ্য ব্যবহারকারীরা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আর্থিক বিবরণীর সহায়তা নেওয়া হয় কেন? (উচ্চতর দক্ষতা)
✅ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও নগদ প্রবাহ সম্পর্কে তথ্য জানার জন্য
[খ] মালিকের জ্ঞান, বুদ্ধি ও পরিচালনা ক্ষমতা জানার জন্য
[গ] মালিকের সম্পদ, দায়-দেনা ও দায় পরিশোধ ক্ষমতা জানার জন্য
[ঘ] প্রতিষ্ঠানের মোট মুনাফা ও নিট মুনাফার পরিমাণ জানার জন্য

৫২. ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় কোনটির মাধ্যমে? (জ্ঞান)
[ক] বিশদ আয় বিবরণী
[খ] আর্থিক অবস্থার বিবরণী
✅ আর্থিক বিবরণী
[ঘ] সম্পদ ও দায় বিবরণী

৫৩. বিশদ আয় বিবরণীর ইংরেজি রূপ কোনটি? (জ্ঞান)
✅ Statement of comprehensive Income
[খ] Income Statement
[গ] Statement of Financial Position
[ঘ] Balance Sheet

৫৪. আর্থিক অবস্থা বিবরণীর ইংরেজি রূপ কী? (জ্ঞান)
[ক] Balance Sheet
[খ] Financial Statement
✅ Statement of Financial Position
[ঘ] Statement of comprehensive Income

৫৫. আর্থিক বিবরণীর অংশ কোনটি? (জ্ঞান)
[ক] আয়-ব্যয় বিবরণী
✅ মালিকানা স্বত্ব বিবরণী
[গ] লাভ-লোকসান বিবরণী
[ঘ] চূড়ান্ত বিবরণী

৫৬. আর্থিক বিবরণীর ধাপ কোনটি? (জ্ঞান)
[ক] ক্রয়-বিক্রয় হিসাব
[খ] লাভ-লোকসান হিসাব
✅ নগদ প্রবাহ বিবরণী
[ঘ] ব্যাংক সমন্বয় বিবরণী

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৫৭. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য- (অনুধাবন)
i. সম্পদের পরিমাণ জানা
ii. দায়-দেনার পরিমাণ জানা
iii. আয়-ব্যয়ের পরিমাণ জানা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. আর্থিক বিবরণী তথ্য সরবরাহ করে- (অনুধাবন)
i. আর্থিক ফলাফলের
ii. আর্থিক অবস্থার
iii. নগদ প্রবাহের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৯. ব্যবসায়ের আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়- (অনুধাবন)
i. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল সম্পর্কে
ii. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে
iii. প্রতিষ্ঠানের নগদ প্রবাহ সম্পর্কে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬০. আর্থিক বিবরণীর মাধ্যমে সম্ভব হয়- (অনুধাবন)
i. ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়ন
ii. অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ
iii. সার্বিক অবস্থা মূল্যায়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. আর্থিক বিবরণীতে প্রস্তুত করা হয়- (অনুধাবন)
i. বিশদ আয় বিবরণী
ii. লাভ-লোকসান হিসাব
iii. আর্থিক অবস্থার বিবরণী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. আর্থিক বিবরণীর ধাপ- (অনুধাবন)
i. বিশদ আয় বিবরণী
ii. মালিকানা স্বত্ব বিবরণী
iii. আর্থিক অবস্থার বিবরণী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

বিশদ আয় বিবরণী

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৬৩. মুনাফা জাতীয় আয় ও ব্যয় কোন বিবরণীতে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
✅ বিশদ আয় বিবরণী
[খ] মালিকানা স্বত্ব বিবরণী
[গ] আর্থিক অবস্থার বিবরণী
[ঘ] নগদ প্রবাহ বিবরণী

৬৪. বিশদ আয় বিবরণীতে কোন জাতীয় আয় ও ব্যয় লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
✅ মুনাফা জাতীয়
[খ] মূলধন জাতীয়
[গ] দীর্ঘমেয়াদি জাতীয়
[ঘ] সকল জাতীয়

৬৫. ব্যবসায়ের সেবা আয় হতে সেবা প্রদানের যাবতীয় ব্যয় বাদ দিয়ে নিট মুনাফা নির্ণয় করা হয় কোন ধরনের ব্যবসায়ে? (অনুধাবন)
[ক] সেবা গ্রহণকারী ব্যবসায়ে
✅ সেবা প্রদানকারী ব্যবসায়ে
[গ] পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ে
[ঘ] অমুনাফাভোগী ব্যবসায়ে

৬৬. বিক্রীত পণ্যের ব্যয় ১৮,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের ওপর মুনাফার হার ৮% হলে বিক্রয় মূল্য কত? (প্রয়োগ)
[ক] ১৯,৪৪০ টাকা
✅ ১৯,৫৬৫ টাকা
[গ] ১৯,৬৪০ টাকা
[ঘ] ১৯,৮৯০ টাকা

৬৭. কোন ধরনের প্রতিষ্ঠান পণ্য ক্রয়-বিক্রয় করে না? (জ্ঞান)
[ক] সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠান
[খ] একমালিকানা প্রতিষ্ঠান
✅ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান
[ঘ] উৎপাদনকারী প্রতিষ্ঠান

৬৮. সেবাদানকারী প্রতিষ্ঠানের উদাহরণ কোনটি? (জ্ঞান)
[ক] উৎপাদনকারী প্রতিষ্ঠান
✅ বিজ্ঞাপনী সংস্থা
[গ] একমালিকানা প্রতিষ্ঠান
[ঘ] যৌথ মূলধনি প্রতিষ্ঠান

৬৯. সেবা প্রদানকারী ব্যবসায়ের আয় থেকে সেবা প্রদানের যাবতীয় ব্যয় বাদ দিলে কী পাওয়া যায়? (জ্ঞান)
[ক] মুনাফা
[খ] মোট মুনাফা
[গ] পরিচালন মুনাফা
✅ নিট মুনাফা

৭০.

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ বিক্রয়-বিক্রীত পণ্যের ব্যয় = মোট মুনাফা
[খ] আয়-সেবা প্রদানের খরচ = নিট মুনাফা
[গ] পরিচালন মুনাফা + অপরিচালন নিট আয় = নিট মুনাফা
[ঘ] বিক্রয় - পরিচালন ব্যয় = মোট মুনাফা

৭১. পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের বিক্রয়লব্ধ অর্থ থেকে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দিলে কী পাওয়া যায়? (জ্ঞান)
✅ মোট মুনাফা
[খ] নিট মুনাফা
[গ] পরিচালন মুনাফা
[ঘ] অপরিচালন মুনাফা

৭২. পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানে নিট লাভ কীভাবে নির্ণয় করা হয়? (জ্ঞান)
✅ মোট মুনাফা + পরোক্ষ আয় - পরোক্ষ ব্যয়
[খ] মোট মুনাফা + পরোক্ষ ব্যয় - পরোক্ষ আয়
[গ] মোট মুনাফা + প্রত্যক্ষ আয় - পরোক্ষ ব্যয়
[ঘ] মোট মুনাফা + মোট আয় - মোট ব্যয়

৭৩. পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ে নিট মুনাফা নির্ণয়ের জন্য মোট মুনাফার সাথে নিচের কোনটি করতে হয়? (অনুধাবন)
[ক] প্রত্যক্ষ আয় যোগ ও প্রত্যক্ষ ব্যয় বিয়োগ করতে হয়
[খ] প্রত্যক্ষ আয় যোগ ও পরোক্ষ আয় বিয়োগ করতে হয়
[গ] পরোক্ষ আয় যোগ ও প্রত্যক্ষ ব্যয় বিয়োগ করতে হয়
✅ পরোক্ষ আয় যোগ ও পরোক্ষ ব্যয় বিয়োগ করতে হয়

৭৪. একটি সেবাদানকারী প্রতিষ্ঠানের আয় ৫০,০০০ টাকা, বিদ্যুৎ বিল ৫,০০০ টাকা, ডিভিডেন্ড আয় ১,০০০ টাকা, মনিহারি ২,০০০ টাকা হলে নিট মুনাফা কত? (প্রয়োগ)
[ক] ৪২,০০০ টাকা
[খ] ৪১,০০০ টাকা
✅ ৪৪,০০০ টাকা
[ঘ] ৪৬,০০০ টাকা

৭৫. বিক্রীত পণ্যের ব্যয় ১৬,৮০০ টাকা। বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার ১০% হলে বিক্রয়মূল্য কত? (প্রয়োগ)
[ক] ১৬,৮০০ টাকা
[খ] ১৮,২০০ টাকা
[গ] ১৮,৪০০ টাকা
✅ ১৮,৬৬৭ টাকা

৭৬. মোট লাভ ১০,০০০ টাকা, মজুরি ২,০০০ টাকা, বেতন ৭,০০০ টাকা, আন্ত:পরিবহন ১,০০০ টাকা এবং বহি:পরিবহন ১,৫০০ টাকা হলে নিট লাভ কত? (প্রয়োগ)
✅ ১,৫০০ টাকা
[খ] ৩,০০০ টাকা
[গ] ৮,৫০০ টাকা
[ঘ] ১০,০০০ টাকা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৭৭. সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য সঠিক- (অনুধাবন)
i. পণ্য ক্রয়-বিক্রয় করে না
ii. সেবা প্রদান করে
iii. মুনাফা অর্জন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৮. নীলয় ট্রেডার্সের হিসাবরক্ষক বিশদ আয় বিবরণী প্রস্তুত করলে তা দেখে নীলয় ট্রেডার্সের মালিক জানতে পারবে- (প্রয়োগ)
i. মোট মুনাফার পরিমাণ
ii. নিট মুনাফার পরিমাণ
iii. মালিকানা স্বত্বের পরিমাণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৭৯. বিশদ আয় বিবরণীর মাধ্যমে কী জানা যায়? (জ্ঞান)
[ক] ব্যবসায়ের সম্পদ ও দায়
[খ] ব্যবসায়ের আয় ও দায়
[গ] ব্যবসায়ের মোট লাভ বা মুনাফা
✅ ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি

৮০. নিট লাভের অর্থ কে দাবি করতে পারে না? (জ্ঞান)
[ক] ব্যবসায় প্রতিষ্ঠান
[খ] নিয়ন্ত্রণকারী সংস্থা
[গ] ঋণদাতা ও পাওনাদার
✅ মালিক

৮১. মোট সম্পত্তি ৫,৭০,০০০ টাকা এবং মূলধন ও অন্যান্য দায় ৪,৬০,৫০০ টাকা হলে নিট মুনাফার পরিমাণ কত হবে? (প্রয়োগ)
[ক] ৮০,৫০০ টাকা
[খ] ৯০,০০০ টাকা
[গ] ৯৯,৫০০ টাকা
✅ ১,০৯,৫০০ টাকা

৮২. মালিককে কোন বিষয়টি জানানোর উদ্দেশ্যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়? (অনুধাবন)
[ক] মালিক যেন মোট লাভের অতিরিক্ত দাবি না করে
✅ মালিক যেন নিট লাভের অতিরিক্ত দাবি না করে
[গ] মালিক যেন প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করে
[ঘ] মালিককে যেন অতিরিক্ত অর্থ উত্তোলন করে নেয়

৮৩. বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
[ক] মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলো লিপিবদ্ধ করা
[খ] ব্যবসায়ের সম্পদ ও দায়-দেনার পরিমাণ জানা
✅ মালিককে নিট লাভের অতিরিক্ত দাবি না করার কথা জানানো
[ঘ] সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা

৮৪. মালিক ব্যবসা হতে নিট লাভের অতিরিক্ত দাবি করলে কী ভেঙে যায়? (জ্ঞান)
[ক] বিনিয়োগ
[খ] মুনাফা
✅ মূলধন
[ঘ] ঋণ

৮৫. মালিক কর্তৃক নিট লাভের অতিরিক্ত দাবি করলে ব্যবসায়ের কোন সময়ের কার্যক্রম ব্যাহত হয়? (জ্ঞান)
[ক] বর্তমান
✅ ভবিষ্যৎ
[গ] পরিচালনা
[ঘ] ব্যবস্থাপনা

৮৬. ভবিষ্যতের আয় বৃদ্ধি ও ব্যয় হ্রাসের জন্য কী করতে হবে? (অনুধাবন)
[ক] আয়ের খাত বৃদ্ধি ও ব্যয়ের খাত হ্রাস করতে হবে
✅ বিশদ আয় বিবরণীর আয় ও ব্যয়গুলো বিশ্লেষণ করতে হবে
[গ] আর্থিক বিবরণীর সম্পদ ও দায়গুলো বিশ্লেষণ করতে হবে
[ঘ] সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাসের ব্যবস্থা গ্রহণ করতে হবে

৮৭. বশদ আয় বিবরণীতে কোনটি বিশ্লেষণ করা হয়? (জ্ঞান)
✅ সকল আয় ও ব্যয়
[খ] প্রত্যক্ষ আয় ও ব্যয়
[গ] পরোক্ষ আয় ও ব্যয়
[ঘ] সম্পদ ও দায়সমূহ

৮৮. বিশদ আয় বিবরণীর আয় ও ব্যয়গুলো বিশ্লেষণ করে কোনটি বাড়ানোর ব্যবস্থা করা যায়? (জ্ঞান)
[ক] মোট মুনাফা
✅ নিট মুনাফা
[গ] মোট সম্পদ
[ঘ] নিট সম্পদ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৮৯. বিশদ আয় বিবরণী দ্বারা নির্ণীত হয়- (অনুধাবন)
i. মোট লাভ বা ক্ষতি
ii. দায় ও সম্পত্তি
iii. নিট লাভ বা ক্ষতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. বিশদ আয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যে হলো- (অনুধাবন)
i. মালিকের দাবির পরিমাণ নির্ণয়
ii. নিট লাভের পরিমাণ নির্ণয়
iii. নিট ক্ষতির পরিমাণ নির্ণয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯১. মালিক নিট লাভের অতিরিক্ত উত্তোলন করলে- (উচ্চতর দক্ষতা)
i. ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রম ব্যাহত হয়
ii. মূলধন বৃদ্ধি পায়
iii. মূলধন ভেঙে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. বিশদ আয় বিবরণী বিশ্লেষণের মাধ্যমে- (উচ্চতর দক্ষতা)
i. আয়-ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
ii. আয় বাড়ানো যায়
iii. ব্যয় কমানো যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

বিশদ আয় বিবরণী প্রস্তুত

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৯৩. সেবা প্রদানকারী ব্যবসায়ে কোনো নির্দিষ্ট বছরের আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে কী পাওয়া যায়? (জ্ঞান)
[ক] মোট মুনাফা
[খ] নিট মুনাফা
✅ নিট আয়
[ঘ] মোট আয়

৯৪. পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের আয়ের প্রধান উৎস কী? (জ্ঞান)
[ক] প্রাপ্ত কমিশন
[খ] প্রাপ্ত উপভাড়া
[গ] শিক্ষানবিস সেলামি
✅ পণ্য বিক্রয়লব্ধ অর্থ

৯৫. পণ্য বিক্রয়লব্ধ অর্থ ব্যবসায়ের কী ধরনের আয়? (জ্ঞান)
✅ মূল পরিচালন আয়
[খ] মূল অপরিচালন আয়
[গ] প্রত্যক্ষ অপরিচালন আয়
[ঘ] পরোক্ষ অপরিচালন আয়

৯৬. বিশদ আয় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৯৭. বিশদ আয় বিবরণীর প্রথম ধাপে কী নির্ণয় করা হয়? (জ্ঞান)
✅ মোট মুনাফা
[খ] নিট মুনাফা
[গ] পরিচালন মুনাফা
[ঘ] অপরিচালন মুনাফা

৯৮. পরিচালন মুনাফা কখন নির্ণয় করা হয়? (অনুধাবন)
[ক] মোট মুনাফা ও নিট মুনাফা নির্ণয়ের পূর্বে
✅ মোট মুনাফা নির্ণয়ের পরে ও নিট মুনাফা নির্ণয়ের পূর্বে
[গ] মোট মুনাফা ও নিট মুনাফা নির্ণয়ের পরে
[ঘ] নিট মুনাফা নির্ণয়ের পরে ও মোট মুনাফা নির্ণয়ের পূর্বে

৯৯. পরিচালন মুনাফা নির্ণয় করা যায় কোনটি দ্বারা? (জ্ঞান)
[ক] মোট মুনাফা - অপরিচালন আয় - পরিচালন ব্যয়
✅ মোট মুনাফা + পরিচালন আয় - পরিচালন ব্যয়
[গ] মোট মুনাফা + নিট মুনাফা - নিট ব্যয়
[ঘ] পরিচালন আয় - পরিচালন ব্যয়

১০০. বিশদ আয় বিবরণীর দ্বিতীয় ধাপে কী নির্ণয় করা হয়? (জ্ঞান)
[ক] মোট মুনাফা
[খ] নিট মুনাফা
✅ পরিচালন মুনাফা
[ঘ] অপরিচালন মুনাফা

১০১. সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনটি সঠিক? (অনুধাবন)
✅ আয় - ব্যয় = নিট মুনাফা
[খ] আয় - ব্যয় = নিট ক্ষতি
[গ] আয় - ব্যয় = মোট মুনাফা
[ঘ] আয় - ব্যয় = মোট ক্ষতি

১০২. বিশদ আয় বিবরণীর তৃতীয় ধাপে কী প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] পরিচালন আয়
[খ] পরিচালন মুনাফা
[গ] মোট মুনাফা
✅ নিট মুনাফা

১০৩. নিচের কোনটি প্রত্যক্ষ পরিচালন আয়? (অনুধাবন)
✅ বিক্রয়
[খ] বাট্টা
[গ] কমিশন
[ঘ] শিক্ষানবিস সেলামি

১০৪. নিচের কোনটি পরোক্ষ পরিচালন আয়? (জ্ঞান)
[ক] বিনিয়োগের সুদ
[খ] উত্তোলনের সুদ
[গ] বিক্রয়
✅ কমিশন প্রাপ্তি

১০৫. নিচের কোনটি প্রত্যক্ষ পরিচালন ব্যয়? (জ্ঞান)
[ক] মনিহারি
[খ] বেতন
✅ জাহাজ ভাড়া
[ঘ] ব্যাংক চার্জ

১০৬. ডকচার্জ কী? (জ্ঞান)
[ক] পরোক্ষ খরচ
✅ প্রত্যক্ষ খরচ
[গ] আনুষঙ্গিক খরচ
[ঘ] সাময়িক খরচ

১০৭. নিচের কোনটি প্রত্যক্ষ পরিচালন ব্যয়? (জ্ঞান)
✅ কারখানার ভাড়া ও বিদ্যুৎ
[খ] অনাদায়ী পাওনা
[গ] ডাক ও তার
[ঘ] বিদ্যুৎ খরচ

১০৮. নিচের কোন খরচগুলো একই শ্রেণিভুক্ত? (অনুধাবন)
[ক] জাহাজ ভাড়া, বেতন, কারখানা ভাড়া
[খ] পরিবহন, মজুরি, মনিহারি, বিমা
[গ] বেতন, বিদ্যুৎ খরচ, কমিশন প্রদান
✅ বিক্রয় পরিবহন, মনিহারি, বিমা

১০৯. অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন ধরনের ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ পরিচালন ব্যয়
✅ পরোক্ষ পরিচালন ব্যয়
[গ] মূল পরিচালন ব্যয়
[ঘ] অপরিচালন ব্যয়

১১০. উত্তোলনের সুদ কী? (জ্ঞান)
[ক] পরিচালন আয়
[খ] পরিচালন ব্যয়
✅ অপরিচালন আয়
[ঘ] অপরিচালন ব্যয়

১১১. নিচের কোনগুলো অপরিচালন আয়ের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] বিনিয়াগের সুদ, উপভাড়া, বাট্টা প্রাপ্তি
✅ উপভাড়া, প্রাপ্ত লভ্যাংশ, উত্তোলনের সুদ
[গ] শিক্ষানবিস সেলামি, কমিশন প্রাপ্তি, উপভাড়া
[ঘ] ব্যাংক জমার সুদ, বাট্টা প্রাপ্তি, উপভাড়া

১১২. ‘শিক্ষানবিস সেলামি’ কী? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ পরিচালন আয়
✅ পরোক্ষ অপরিচালন আয়
[গ] বিলম্বিত আয়
[ঘ] প্রত্যক্ষ অপরিচালন আয়

১১৩. নিচের কোনটি অপরিচালন আয়? (জ্ঞান)
[ক] বিক্রয়
✅ উপভাড়া
[গ] বাট্টা প্রাপ্তি
[ঘ] কমিশন প্রাপ্তি

১১৪. শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশ কোন ধরনের আয়? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ পরিচালন আয়
[খ] পরোক্ষ পরিচালন আয়
[গ] মূল পরিচালন আয়
✅ অপরিচালন আয়

১১৫. নিচের কোনটি অপরিচালন ব্যয়? (জ্ঞান)
[ক] বিজ্ঞাপন
[খ] মজুরি
[গ] বাট্টা প্রদান
✅ ব্যাংক চার্জ

১১৬. ইমরান ফ্যাশন হাউজের ২০১৮ সালের মোট মুনাফার পরিমাণ ৮৫,০০০ টাকা, অফিস খরচাবলি ৫,০০০ টাকা, বিক্রয় খরচ ৩,২০০ টাকা, ক্রয় পরিবহন ৭,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ৯,০০০ টাকা হলে উক্ত প্রতিষ্ঠানের নিট পরিচালন আয় (NOI) কত? প্রয়োগ)
[ক] ৬০,৮০০ টাকা
✅ ৬৭,৮০০ টাকা
[গ] ৭০,০০০ টাকা
[ঘ] ৭৮,০০০ টাকা

১১৭. ফাহিম ট্রেডার্সের হিসাবরক্ষক তিনটি ধাপে প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী প্রস্তুত করলেন। মুনাফা নির্ণয়ে তিনি নিচের কোন ধারাবাহিকতাটি অনুসরণ করেছেন? (প্রয়োগ)
[ক] পরিচালন মুনাফা → মোট মুনাফা → নিট মুনাফা
[খ] নিট মুনাফা → মোট মুনাফা → পরিচালন মুনাফা
[গ] মোট মুনাফা → নিট মুনাফা → পরিচালন মুনাফা
✅ মোট মুনাফা → পরিচালন মুনাফা → নিট মুনাফা

১১৮. কোনো নির্দিষ্ট সময়ে যে পণ্য দ্রব্য বিক্রয় করা হয় তার জন্যে ব্যয়িত খরচের যোগফলকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] প্রারম্ভিক মজুদ পণ্য
[খ] সমাপনী মজুদ পণ্য
✅ বিক্রীত পণ্যের ব্যয়
[ঘ] মোট ব্যয়

১১৯. জনাব আহসান তার ব্যবসায়ের নিট বিক্রয় হতে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করলেন। জনাব আহসান আসলে কী বাদ দিয়েছেন? (উচ্চতর দক্ষতা)
[ক] যে পণ্য ক্রয় করা হয়েছে তার জন্য ব্যয়িত খরচ
[খ] যে পণ্য ক্রয় করা হবে তার জন্য ব্যয়িত খরচ
✅ যে পণ্য বিক্রি করা হয়েছে তার জন্য ব্যয়িত খরচ
[ঘ] যে পণ্য বিক্রি করা হবে তার জন্য ব্যয়িত খরচ

১২০. বিক্রীত পণ্যের ব্যয় কী? (জ্ঞান)
✅ যে পণ্য বিক্রি হয়েছে তার জন্য ব্যয়িত খরচ
[খ] যে পণ্য বিক্রি হবে তার জন্য ব্যয়িত খরচ
[গ] যে পণ্য ধারে বিক্রি হয়েছে তার জন্য ব্যয়িত খরচ
[ঘ] যে পণ্য নগদে বিক্রি হয়েছে তার জন্য ব্যয়িত খরচ

১২১. প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা, ক্রয় ৩৮,০০০ টাকা, ক্রয় ফেরত ৩,০০০ টাকা, পরিবহন ২,৫০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ১৩,৫০০ টাকা হলে, বিক্রীত পণ্যের ব্যয় কত? (প্রয়োগ)
[ক] ৪১,৫০০ টাকা
✅ ৪৪,০০০ টাকা
[গ] ৫০,০০০ টাকা
[ঘ] ৬০,৫০০ টাকা

১২২. রাহেলা বানু ২০১৮ সালের ১ জুলাই তারিখে ৪০,০০০ টাকার ঋণ গ্রহণ করেন। সুদের হার ৬% হলে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে ঋণের বকেয়া সুদ কত হবে? (প্রয়োগ)
[ক] ১,০০০ টাকা
[খ] ১,২০০ টাকা
✅ ২,৪০০ টাকা
[ঘ] ৩,৬০০ টাকা

১২৩. বীণা ট্রেডার্সের ক্রয় ৮০,০০০ টাকা, বিক্রয় ১,৬৭,০০০ টাকা, মোট মুনাফা ৮৪,০০০ টাকা, নিট মুনাফা ৪৫,১০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত? (প্রয়োগ)
[ক] ৩৮,৯০০ টাকা
✅ ৮৩,০০০ টাকা
[খ] ৮৭,০০০ টাকা
[ঘ] ১,২১,৯০০ টাকা

১২৪. শাহাদাত হোসেনের মোট মুনাফা ৩০,০০০, নিট মুনাফা ৭,৭৫০ টাকা, পরিচালন আয় ৫০০ টাকা, পরিচালন ব্যয় ২৩,৪৫০ টাকা হলে পরিচালন মুনাফার পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৪,২০০ টাকা
[খ] ৬,৫৫০ টাকা
✅ ৭,০৫০ টাকা
[ঘ] ২২,৯৫০ টাকা

১২৫. ‘বিক্রীত পণ্যের ব্যয়’ নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে? (জ্ঞান)
[ক] প্রারম্ভিক মজুদ পণ্য + নিট ক্রয় - সমাপনী মজুদ পণ্য
[খ] (মোট বিক্রয় - মোট ক্রয়) + সমাপনী মজুদ পণ্য
✅ প্রারম্ভিক মজুদ পণ্য + (নিট ক্রয় + ক্রয় সংক্রান্ত খরচ) - সমাপনী মজুদ পণ্য
[ঘ] (প্রত্যক্ষ ব্যয় + পরোক্ষ ব্যয়) - সমাপনী মজুদ পণ্য

১২৬. জনাব জিয়ার ব্যবসায় হতে ৩১ ডিসেম্বর ২০১৮ সালে নিন্মোক্ত তথ্যগুলো পাওয়া যায়; প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা, ক্রয় ৩৮,০০০ টাকা, ক্রয় ফেরত ৩,০০০ টাকা, ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ ১০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ১৮,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত? (প্রয়োগ)
[ক] ৩০,০০০ টাকা
[খ] ৩৭,০০০ টাকা
✅ ৪৭,০০০ টাকা
[ঘ] ৬৮,০০০ টাকা

১২৭. নিচের কোনটি ক্রয় সংক্রান্ত খরচ? (অনুধাবন)
[ক] বাট্টা প্রদান
✅ আমদানি শুল্ক
[গ] প্যাকিং খরচ
[ঘ] দুর্ঘটনাজনিত খরচ

১২৮. আমদানি শুল্ক কোনটির সাথে জড়িত? (অনুধাবন)
[ক] পণ্য উৎপাদনের সাথে
[খ] পণ্য বিক্রয়ের সাথে
✅ পণ্য ক্রয়ের সাথে
[ঘ] লাভ-ক্ষতির সাথে

১২৯. প্রিমিয়াম কী? (জ্ঞান)
[ক] ক্রয় খরচ
[খ] বিক্রয় খরচ
✅ বিমা খরচ
[ঘ] দুর্ঘটনাজনিত খরচ

১৩০. অবচয় কী? (জ্ঞান)
✅ স্থায়ী সম্পদের ক্ষয়
[খ] অস্থায়ী সম্পদের ক্ষয়
[গ] মোট সম্পদের ক্ষয়
[ঘ] চলতি সম্পদের ক্ষয়

১৩১. ব্যবহারজনিত কারণে স্থায়ী সম্পদের যে ক্ষয় হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ ব্যয়
[খ] ব্যবহারজনিত ক্ষতি
✅ অবচয়
[ঘ] অপচয়

১৩২. জামাল তার ব্যবসায়ের জন্য ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রের ব্যবহারজনিত মূল্য হ্রাস হয় ১,০০০ টাকা। এ ক্ষেত্রে অবচয় হার কত? (প্রয়োগ)
✅ ৫%
[খ] ৭%
[গ] ৮%
[ঘ] ১০%

১৩৩. ধারে পণ্য বিক্রয় থেকে কোনটির সৃষ্টি হয়? (অনুধাবন)
[ক] পাওনাদার
✅ দেনাদার
[গ] প্রদেয় বিল
[ঘ] লাভ

১৩৪. তপন চৌধুরীর অফিস ভাড়া ৪,০০০ টাকা, যাতায়াত খরচ ১,০০০ টাকা, সেবা আয় ১৯,০০০ টাকা, বিদ্যুৎ বিল ২,০০০ টাকা, সুদ আয় ৫০০ টাকা হলে নিট মুনাফা কত? (প্রয়োগ)
[ক] ১১,৫০০ টাকা
[খ] ১৪,৫০০ টাকা
[গ] ১৯,৬৪০ টাকা
✅ ১২,৫০০ টাকা

১৩৫. ভবিষ্যৎ অনাদায়ী পাওনার বিপক্ষে কী তৈরি করা হয়? (অনুধাবন)
✅ কু-ঋণ সঞ্চিতি
[খ] অনাদায়ী দেনা
[গ] বিবিধ দেনাদার
[ঘ] সাধারণ সঞ্চিতি

১৩৬. ‘অনাদায়ী পাওনা সঞ্চিতি’ কোন ব্যয়ের অন্তর্ভুক্ত হবে? (জ্ঞান)
✅ পরিচালন ব্যয়
[খ] অপরিচালন ব্যয়
[গ] প্রত্যক্ষ ব্যয়
[ঘ] প্রত্যক্ষ পরিচালন ব্যয়

১৩৭. অপরিচালন নিট আয় কীভাবে নির্ণয় করা হয়? (অনুধাবন)
[ক] মোট মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করে
[খ] মোট মুনাফার সাথে অপরিচালন ব্যয় বাদ দিয়ে
✅ অপরিচালন আয় থেকে অপরিচালন ব্যয় বাদ দিয়ে
[ঘ] অপরিচালন ব্যয় থেকে অপরিচালন আয় বাদ দিয়ে

১৩৮. বিশদ আয় বিবরণী প্রস্তুতের কারণ কোনটি? (অনুধাবন)
✅ ব্যবসায়ের লাভ/ক্ষতির পরিমাণ জানা
[খ] ব্যবসায়ের মোট মুনাফা ও নিট মুনাফা জানা
[গ] ব্যবসায়ের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি দায় জানা
[ঘ] ব্যবসায়ের মোট সম্পদ ও দায়-দেনা জানা

১৩৯. ফারজানা রহমানের মোট মুনাফা ৭২,৩০০ টাকা, পরিচালন ব্যয় ৩৮,১২৫ টাকা, অপরিচালন নিট আয় ২,৪০০ টাকা হলে নিট মুনাফা কত? (প্রয়োগ)
[ক] ৩১,৭৭৫ টাকা
[খ] ৩৪,১৭৫ টাকা
[গ] ৩৫,৭২৫ টাকা
✅ ৩৬,৫৭৫ টাকা

১৪০. জনাব হায়দার সাহেবের সঞ্চয়পত্রের সুদ ২,৪০০ টাকা, ঋণের সুদ ৩,০০০ টাকা, মূলধনের সুদ ৫,৫০০ টাকা, শিক্ষানবিস সেলামি ১০,০০০ টাকা, অনাদায়ী পাওনা ১,০০০ টাকা হলে অপরিচালন নিট আয় কত? (প্রয়োগ)
✅ অপরিচালন নিট আয় ৩,৯০০ টাকা
[খ] অপরিচালন নিট আয় ২,৯০০ টাকা
[গ] অপরিচালন নিট আয় ১৫,১০০ টাকা
[ঘ] অপরিচালন নিট আয় ১৩,৯০০ টাকা

১৪১. রপ্তানি শুল্ক ব্যবসায়ে কোন ধরনের ব্যয়? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ পরিচালন ব্যয়
✅ পরোক্ষ পরিচালন ব্যয়
[গ] বিলম্বিত ব্যয়
[ঘ] মূলধনায়িত ব্যয়

১৪২. রপ্তানি শুল্ক কোনটির সঙ্গে জড়িত? (অনুধাবন)
[ক] পণ্য ক্রয়ের সাথে
[খ] লাভ-ক্ষতির সাথে
[গ] পণ্য উৎপাদনের সাথে
✅ পণ্য বিক্রয়ের সাথে

১৪৩. ব্যবসায় পরিচালনা সংক্রান্ত স্বল্প পরিমাণের বিবিধ খরচের সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
[ক] মনিহারি খরচ
[খ] দস্তুরি খরচ
[গ] দপ্তর খরচ
✅ কারবারি খরচ

১৪৪. বিজ্ঞাপনের উদ্দেশ্য কী? (অনুধাবন)
[ক] পণ্যের বিক্রয় মূল্য বৃদ্ধি করা
✅ পণ্যের বিক্রয় বৃদ্ধি করা
[গ] সরবরাহ বৃদ্ধি করা
[ঘ] পণ্যের বিক্রয় মূল্য হ্রাস করা

১৪৫. নিচের কোনটি পরোক্ষ খরচ? (জ্ঞান)
[ক] আন্ত:পরিবহন
✅ নিরীক্ষা খরচ
[গ] ডক চার্জ
[ঘ] আমদানি শুল্ক

১৪৬. কোনো পেশা বা বৃত্তি শিক্ষা দেয়ার বিনিময়ে ব্যবসায় প্রতিষ্ঠান যে অর্থ গ্রহণ করে তাকে কী বলে? (অনুধাবন)
[ক] বৃত্তিমূলক আয়
[খ] শিক্ষানবিস ভাতা
✅ শিক্ষানবিস সেলামি
[ঘ] ব্যবসায় বহির্ভুত আয়

১৪৭. বিগত বছরের অবিক্রীত পণ্য চলতি বছরে কী হিসাবে বিবেচিত হয়? (জ্ঞান)
✅ প্রারম্ভিক মজুদ পণ্য
[খ] সমাপনী মজুদ পণ্য
[গ] অবিক্রীত পণ্য
[ঘ] বিক্রীত পণ্য

১৪৮. নিচের কোন হিসাব দুটি একই অর্থবোধক? (অনুধাবন)
[ক] বিমা সেলামি ও শিক্ষানবিস সেলামি
[খ] বিনিয়োগের সুদ ও মূলধনের সুদ
[গ] শিক্ষানবিস ভাতা ও শিক্ষানবিস সেলামি
✅ ক্রয় ফেরত ও বহি:ফেরত

১৪৯. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ? (জ্ঞান)
[ক] ভাড়া
✅ শুল্ক
[গ] অফিস খরচ
[ঘ] কমিশন

১৫০. নিচের কোনটির কারণে নিট ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়? (জ্ঞান)
[ক] প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন ও উত্তোলনের সুদ
[খ] বেতন, অনাদায়ী পাওনা ও শিক্ষানবিস সেলামি
✅ অবচয়, প্রদত্ত বাট্টা, ঋণের সুদ ও মনিহারি
[ঘ] বকেয়া ভাড়া, অবলোপন, বিজ্ঞাপন ও বিনিয়োগের সুদ

১৫১. পণ্যের বিক্রয়মূল্য হতে মুনাফা বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে কী বলে? (জ্ঞান)
✅ বিক্রীত পণ্যের মূল্য
[খ] ক্রীত পণ্যের মূল্য
[গ] মজুদ পণ্যের মূল্য
[ঘ] মোট লাভ

১৫২. মুনাফা ও মূলধনের সম্পর্ক নির্দেশ করে কোনটি? (অনুধাবন)
[ক] মূলধন শুধুই মুনাফা থেকে আসে
✅ মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়
[গ] মুনাফা মূলধনের পরিবর্তন ঘটায়
[ঘ] মুনাফা মূলধনের হ্রাস ঘটায়

১৫৩. আয়কর কিসের ওপর প্রদান করা হয়? (অনুধাবন)
✅ নিট লাভ
[খ] মোট লাভ
[গ] মোট ব্যয়
[ঘ] মোট আয়

১৫৪. কোনটি অবিক্রীত পণ্যের ওপর ধরা যায় না? (জ্ঞান)
✅ লাভ
[খ] লভ্যাংশ
[গ] ক্ষতি
[ঘ] মূল্য

SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১০

১৫৫. কোনটি বিক্রয় উপরিব্যয়?
 (জ্ঞান)
[ক] অবচয়
[খ] মনিহারি
[গ] টেলিফোন
✅ বিজ্ঞাপন

১৫৬. কোনটি চলতি সম্পত্তি? (অনুধাবন)
✅ অর্জিত দালালি
[খ] প্রদেয় দালালি
[গ] দেয় ভাড়া
[ঘ] অগ্রিম উপভাড়া

১৫৭. ‘চুরি ও দুর্ঘটনাজনিত ক্ষতি’ কী ধরনের ব্যয়? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ পরিচালন ব্যয়
[খ] পরোক্ষ পরিচালন ব্যয়
✅ অপরিচালন ব্যয়
[ঘ] সাধারণ ব্যয়

১৫৮. অনাদায়ী পাওনার আরেক নাম কী? (জ্ঞান)
✅ কুঋণ
[খ] কুঋণ সঞ্চিতি
[গ] দেনাদার বাট্টা সঞ্চিতি
[ঘ] অনাদায়ী পাওনা সঞ্চিতি

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৫৯. প্রত্যক্ষ পরিচালন ব্যয় হলো- (অনুধাবন)
i. ডক চার্জ
ii. প্যাকিং খরচ
iii. জ্বালানি খরচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬০. পরিচালন ব্যয়ের অংশ- (অনুধাবন)
i. ম্যানেজার বেতন
ii. স্থায়ী সম্পদের মেরামত
iii. অনাদায়ী পাওনা সঞ্চিতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬১. দেবাশীষ তার ব্যবসায় প্রতিষ্ঠানের মোট অপরিচালন আয় জানতে চান। এজন্য তিনি যে হিসাব খাতগুলো যোগ করবেন- (প্রয়োগ)
i. শিক্ষানবিস সেলামি
ii. কমিশন প্রাপ্তি
iii. উপভাড়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬২. পরোক্ষ পরিচালন ব্যয় হলো- (অনুধাবন)
i. ভ্রমণ খরচ
ii. স্থায়ী সম্পদের মেরামত
iii. অবলোপন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৩. ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচের মধ্যে পড়ে- (অনুধাবন)
i. ক্রয় পরিবহন
ii. আমদানি শুল্ক
iii. মজুরি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৪. অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্ষেত্রে সঠিক উক্তি হলো- (অনুধাবন)
i. এটি একটি নিশ্চিত ক্ষতি
ii. এটি একটি সম্ভাব্য ক্ষতি
iii. এটি আদায় হতেও পারে আবার নাও হতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৫. বিমা করার উদ্দেশ্যে হলো- (অনুধাবন)
i. ঝুঁকির বণ্টন
ii. দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ
iii. সম্পদ বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৬. জনাব ইউসুফ সাহেব একজন ব্যবসায়ী। তিনি পণ্য ক্রয়কালে যেসব খরচগুলো করেন তা হলো- (অনুধাবন)
i. আন্ত:পরিবহন খরচ
ii. শিক্ষানবিস ভাতা
iii. আমদানি শুল্ক ও জাহাজ ভাড়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৭. একটি প্রতিষ্ঠানে বিশদ আয় বিবরণীর মাধ্যমে জানা যায়- (অনুধাবন)
i. পরিচালন মুনাফা
ii. মোট মুনাফা
iii. অপরিচালন নিট আয়/ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৮. বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়- (অনুধাবন)
i. একটি নির্দিষ্ট সময়ের জন্য
ii. যেকোনো সময়ের জন্য
iii. সাধারণত প্রতি বছরের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৯. সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশদ আয় বিবরণীতে আয়ের অন্তর্ভুক্ত হয়- (অনুধাবন)
i. সেবা আয়
ii. সুদ আয়
iii. ডিভিডেন্ট আয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭০ ও ১৭১ নং প্রশ্নের উত্তর দাও:
মিস মুন্নীর ব্যবসায়ে হিসাব বই থেকে নিম্নোক্ত হিসাবগুলো পাওয়া যায়: শিক্ষানবিস সেলামি ৫,০০০ টাকা, কমিশন প্রাপ্তি ৩,০০০ টাকা, উপভাড়া ৮,০০০ টাকা, প্রাপ্ত লভ্যাংশ ১,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্তের সুদ ৮০০ টাকা, শিক্ষানবিস ভাতা ১,০০০ টাকা, ব্যাংক চার্জ ৫০০ টাকা।

১৭০. মিস মুন্নীর ব্যবসায়ে অপরিচালন নিট আয়/ব্যয়ের পরিমাণ কত? (প্রয়োগ)
✅ অপরিচালন নিট আয় ১১,৭০০ টাকা
[খ] অপরিচালন নিট ব্যয় ১৪,৭০০ টাকা
[গ] অপরিচালন নিট আয় ১৭,০০০ টাকা
[ঘ] অপরিচালন নিট ব্যয় ১,৫০০০ টাকা

১৭১. মিস মুন্নীর ব্যবাসয়ের নিট মুনাফা নির্ণয় করার জন্য হিসাবরক্ষককে- (উচ্চতর দক্ষতা)
i. মোট মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করতে হবে
ii. মোট মুনাফার সাথে অপরিচালন ব্যয় বাদ দিতে হবে
iii. মোট মুনাফার সাথে অপরিচালন নিট আয় যোগ করতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭২ ও ১৭৩ নং প্রশ্নের উত্তর দাও:
রীনা ট্রেডার্সের ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে মনিহারির পরিমাণ ৩,৫০০ টাকা যার মধ্যে ৫০০ টাকা মূল্যের অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত ছিল।

১৭২. সংশ্লিষ্ট বছরে রীনা ট্রেডার্সের মনিহারি বাবদ খরচের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৫০০ টাকা
✅ ৩,০০০ টাকা
[গ] ৩,৫০০ টাকা
[ঘ] ৪,০০০ টাকা

১৭৩. রীনা ট্রেডার্সের ব্যবসায়ে ৫০০ টাকা হিসাবভুক্তির ফলে কী হবে? (উচ্চতর দক্ষতা)
✅ নিট লাভ বৃদ্ধি
[খ] নিট লাভ হ্রাস
[গ] মোট লাভ বৃদ্ধি
[ঘ] মোট লাভ হ্রাস
একমালিকানা ব্যবসায়ের মালিকানা স্বত্ব বিবরণীর প্রস্তুত প্রণালী

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৭৪. কোনটি নির্ণয়ের জন্য মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করা হয়? (জ্ঞান)
✅ মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত
[খ] মালিকানা স্বত্বের প্রারম্ভিক উদ্বৃত্ত
[গ] মালিকের মোট সম্পত্তি
[ঘ] প্রতিষ্ঠানের মোট দায়

১৭৫. মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত নির্ণয়ের সূত্র কোনটি? (অনুধাবন)
✅ প্রারম্ভিক মূলধন + নিট মুনাফা - উত্তোলন
[খ] সমাপনী মূলধন + নিট মুনাফা - উত্তোলন
[গ] প্রারম্ভিক মূলধন + নিট ক্ষতি + উত্তোলন
[ঘ] সমাপনী মূলধন - নিটক্ষতি + উত্তোলন

১৭৬. নিট লাভ কোথায় স্থানান্তর করা হয়? (জ্ঞান)
[ক] আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির সাথে
✅ মালিকানা স্বত্ব বিবরণীতে মূলধনের সাথে
[গ] বিশদ আয় বিবরণীতে ব্যয়ের সাথে
[ঘ] আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের সাথে

১৭৭. মালিকানা স্বত্ব বিবরণীতে মূলধন হতে বাদ যায় কোনটি? (জ্ঞান)
✅ উত্তোলন
[খ] নিট লাভ
[গ] অতিরিক্ত মূলধন
[ঘ] মোট আয়

১৭৮. কোনটি মূলধন থেকে বিয়োগ করতে হয়? (জ্ঞান)
[ক] মূলধনের সুদ
[খ] নিট লাভ
[গ] মোট ক্ষতি
✅ নিট ক্ষতি

১৭৯. মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত বের করার জন্য কোনটি যোগ করতে হয়? (জ্ঞান)
[ক] উত্তোলন
[খ] আয়কর
[গ] জীবন বিমা প্রিমিয়াম
✅ সাধারণ সঞ্চিতি

১৮০. মালিকানা স্বত্ব বিবরণীর মাধ্যমে কী নির্ণয় করা হয়? (জ্ঞান)
[ক] প্রারম্ভিক মূলধন
✅ সমাপনী মূলধন
[গ] প্রারম্ভিক মজুদ
[ঘ] সমাপনী বিনিয়োগ

১৮১. মালিক ব্যবসায় হতে নগদ অর্থ বা পণ্য উত্তোলন করলে নিচের কোনটি সংঘটিত হবে? (অনুধাবন)
[ক] মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
✅ মালিকানা স্বত্ব হ্রাস পাবে
[গ] ব্যবসায়ের দায় বৃদ্ধি পাবে
[ঘ] ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পাবে

১৮২. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিমল সরকারের মূলধন ছিল ৪০,০০০ টাকা, নিট মুনাফা ১০,০০০ টাকা, পণ্য উত্তোলন ২,০০০ টাকা, নগদ উত্তোলন ৫,০০০ টাকা এবং অতিরিক্ত মূলধন ১০,০০০ টাকা হলে সমাপনী মালিকানা স্বত্বের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৫০,০০০ টাকা
[খ] ৪৩,০০০ টাকা
[গ] ৬২,০০০ টাকা
✅ ৫৩,০০০ টাকা

১৮৩. নিটল মটরসের প্রারম্ভিক মূলধন ১,৮০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ৫০,০০০ টাকা, উত্তোলন ৩৫,০০০ টাকা, নিট মুনাফা ৪৫,১৫০ টাকা, আয়কর ৫,০০০, সাধারণ সঞ্চিতি ৮,০০০ টাকা হলে সমাপনী মূলধন কত? (প্রয়োগ)
[ক] ২,২৭,১৫০ টাকা
[খ] ২,৪০,১৫০ টাকা
✅ ২,৪৩,১৫০ টাকা
[ঘ] ২,৬২,১৫০ টাকা

১৮৪. মালিকের মূলধন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য দায় কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] মালিক ও ব্যবসায়ের জন্য পৃথক হিসাব প্রয়োজন নেই
[খ] মালিক ও ব্যবসায়ের স্বত্বা এক কিন্তু হিসাব ভিন্ন
✅ মালিককে ব্যবসায় হতে পৃথক বিবেচনা করা হয়
✅ নির্দিষ্ট বছরে মালিক ও ব্যবসায়ের মুনাফা ভাগ হয়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৮৫. মালিকানা স্বত্ব বিবরণী’ প্রস্তুত করতে সমন্বয় করতে হয়- (অনুধাবন)
i. নিট লাভ / ক্ষতি
ii. উত্তোলন
iii. অতিরিক্ত মূলধন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৬. মূলধন হতে বাদ যাবে- (অনুধাবন)
i. পণ্য উত্তোলন
ii. জীবন বিমা প্রিমিয়াম প্রদান
iii. ঋণ গ্রহণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৭. মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত নির্ণয়ের প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয়- (অনুধাবন)
i. অতিরিক্ত মূলধন
ii. নিট লাভ
iii. সাধারণ সঞ্চিতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৮ ও ১৮৯ নং প্রশ্নের উত্তর দাও:
‘মিতালী ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানের ৩০ জুন তারিখে নিম্নোক্ত তথ্যগুলো জানা যায়:
প্রারম্ভিক মজুদ পণ্য ১৫,০০০ টাকা, ক্রয় ৩৮,০০০ টাকা, মূলধন ৫০,০০০ টাকা, জীবন বিমা প্রিমিয়াম ৪,০০০ টাকা, মূলধনের সুদ ৮০০ টাকা, উত্তোলন ৬,০০০ টাকা, বিক্রয় ৭০,০০০ টাকা, উত্তোলনের সুদ ১,৫০০ টাকা সমাপনী মজুদ পণ্য ১০,০০০ টাকা এবং নিট ক্ষতি ৫,০০০ টাকা।

১৮৮. ‘মিতালী ট্রেডার্সের’ মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্তের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ১০,০০০ টাকা
✅ ৩৫,০০০ টাকা
[গ] ৪১,৫০০ টাকা
[ঘ] ৪৫,৫০০ টাকা

১৮৯. মিতালী ট্রেডার্সের হিসাবরক্ষক ভুলবশত জীবন বিমা প্রিমিয়ামকে পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে লিপিবদ্ধ করলে আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব পড়বে- (উচ্চতর দক্ষতা)
i. সমাপনী মূলধনকে কম দেখানো হবে
ii. মোট উত্তোলনকে কম দেখানো হবে
iii. নিট মুনাফাকে কম দেখানো হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
আর্থিক অবস্থার বিবরণী

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৯০. হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সম্পদ দায় ও মূলধন নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম কী? (জ্ঞান)
[ক] বিশদ আয় বিবরণী
[খ] আর্থিক ব্যবসায়িক বিবরণী
✅ আর্থিক অবস্থার বিবরণী
[ঘ] দায় ও সম্পদের বিবরণী

১৯১. কোন বিবরণী থেকে মালিকের মূলধনের পরিমাণ জানা যায়? (জ্ঞান)
[ক] বিশদ আয় বিবরণী
[খ] লাভ-ক্ষতি বিবরণী
[গ] আর্থিক বিবরণী
✅ আর্থিক অবস্থার বিবরণী

১৯২. স্থায়ী ও চলতি সম্পদের পরিমাণ নির্ণয়ে কোনটি প্রস্তুত করা প্রয়োজন? (জ্ঞান)
[ক] বিশদ আয় বিবরণী
✅ আর্থিক অবস্থার বিবরণী
[গ] মালিকানা স্বত্ব বিবরণী
[ঘ] নগদ প্রবাদ বিবরণী

১৯৩. আর্থিক অবস্থার বিবরণী থেকে কোনটি জানা যায়? (জ্ঞান)
[ক] নিট লাভের পরিমাণ
[খ] মোট ব্যয়ের পরিমাণ
[গ] মুনাফা জাতীয় আয়ের পরিমাণ
✅ চলতি সম্পদ চলতি দায় মেটাতে যথেষ্ট কী না

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৯৪. আর্থিক অবস্থার বিবরণী সহায়তা করে- (উচ্চতর দক্ষতা)
i. ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে
ii. দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি দায় নির্ণয়ে
iii. মালিকের মূলধনের পরিমাণ জানতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৫. প্রতীক সাহেব একজন আড়তদার। হিসাব বছর শেষে তার আর্থিক অবস্থার বিবরণী প্রণয়নের উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. মালিকের অর্থের পরিমাণ জানা
ii. সম্পদ ও দায় দেনার পরিমাণ জানা
iii. নিট মুনাফা বিনিয়োজিত মূলধনের কত অংশ তা জনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
আর্থিক অবস্থার বিবরণীর প্রস্তুত প্রণালী

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৯৬. আর্থিক অবস্থার বিবরণীতে কয় স্তরে তথ্য লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৯৭. আর্থিক অবস্থার বিবরণীর প্রথম স্তরে কোনটি লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] দায়সমূহ
[খ] ব্যয়সমূহ
✅ সম্পদসমূহ
[ঘ] মূলধন

১৯৮. আর্থিক অবস্থার বিবরণীতে দ্বিতীয় স্তরে কী দেখানো হয়? (জ্ঞান)
[ক] চলতি সম্পদ
[খ] চলতি দায়
[গ] সম্পদ সমূহ
✅ দায়সমূহ ও মূলধন

১৯৯. আর্থিক অবস্থার বিবরণীতে মোট দায়ের পরই কোনটি দেখানো হয়? (জ্ঞান)
[ক] সম্পত্তিসমূহ
[খ] ব্যয়সমূহ
✅ মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত
[ঘ] দায়ের উদ্বৃত্ত

২০০. শান্তা এন্টারপ্রাইজের চলতি দায় ৩৬,৫০০ টাকা, মোট দায় ৮৬,৫০০ টাকা এবং মালিকানা স্বত্ব ১,৩৫,২০০ টাকা হলে মোট সম্পদ কত? (প্রয়োগ)
[ক] ১,২৩,০০০ টাকা
[খ] ১,৭১,৭০০ টাকা
✅ ২,২১,৭০০ টাকা
[ঘ] ২,৫৮,২০০ টাকা

২০১. বিপুল রায় রাহাত এন্টারপ্রাইজের হিসাবরক্ষক পদে যোগ দিলে উক্ত প্রতিষ্ঠানের মালিক তাকে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেন। এজন্য বিপুল রায়ের করণীয় কী? (প্রয়োগ)
✅ স্থায়ী সম্পদকে আগে লিপিবদ্ধ করা
[খ] চলতি সম্পদকে আগে লিপিবদ্ধ করা
[গ] চলতি দায়কে আগে লিপিবদ্ধ করা
[ঘ] দীর্ঘমেয়াদি দায়কে আগে লিপিবদ্ধ করা

২০২. আর্থিক অবস্থার বিবরণীতে কোন ধরনের সম্পদ আগে লিপিবদ্ধ হয়? (জ্ঞান)
[ক] যেগুলো দ্রুত স্থায়ী সম্পদে পরিণত করা যায়
✅ যেগুলো দ্রুত টাকায় রূপান্তর করা যায়
[গ] যেগুলো দ্রুত বিক্রি করে দেওয়া যায়
[ঘ] যেগুলো দ্রুত মূলধনে পরিণত হয়

২০৩. সম্পদ ও দায়সমূহ সাধারণত কোন পদ্ধতিতে সাজানো হয়? (জ্ঞান)
[ক] স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি
✅ তরল অগ্রাধিকার পদ্ধতি
[গ] মিশ্র পদ্ধতি
[ঘ] সম্পদ অগ্রাধিকার পদ্ধতি

২০৪. তারল্য অগ্রাধিকার পদ্ধতিতে সর্ব প্রথম কী দেখানো হয়? (জ্ঞান)
✅ চলতি সম্পদ
[খ] স্থায়ী সম্পদ
[গ] স্বল্পমেয়াদী দায়
[ঘ] দীর্ঘমেয়াদী দায়

২০৫. স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে কোনটি প্রথমে বসে? (জ্ঞান)
[ক] চলতি সম্পদ
✅ স্থায়ী সম্পদ
[গ] স্থায়ী ব্যয়
[ঘ] স্থায়ী আয়

২০৬. স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে কোনটি পরে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
✅ চলতি সম্পদ ও দায়
[খ] স্থায়ী সম্পদ ও দায়
[গ] চলতি আয়
[ঘ] চলতি মূলধন

২০৭. মোট লাভ বিক্রয় মূল্যের ৭১২% মোট লাভ ৯,৩৭৫ টাকা হলে বিক্রয় মূল্য কত? (প্রয়োগ)
[ক] ১,০০,০০০ টাকা
✅ ১,২৫,০০০ টাকা
[গ] ১,৫০,০০০ টাকা
[ঘ] ২,০০,০০০ টাকা

২০৮. চলতি ও স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি দুটির মধ্যে সম্পর্ক কী? (অনুধাবন)
[ক] দুটি একই অর্থবোধক
[খ] দুটির মূলনীতি একই
✅ দুটি বিপরীতধর্মী
[ঘ] দুটির কার্যক্রম একই

২০৯. কল্যাণ এন্টারপ্রাইজের মূলধন ১,০০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ২০,০০০ টাকা, নগদ তহবিল ৪০,০০০ টাকা, দেনাদার ১৭,০০০ টাকা, স্থায়ী সম্পত্তির ৭০,০০০ টাকা হলে সম্পদ ও দায়ের পার্থক্য কত? (প্রয়োগ)
✅ ৭,০০০ টাকা
[খ] ৪৭,০০০ টাকা
[গ] ২৭,০০০ টাকা
[ঘ] ১৩,০০০ টাকা

২১০. ব্যবসায়ের কোন ধরনের সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতি পূরণের জন্য বিমা করা হয়? (অনুধাবন)
[ক] স্থায়ী সম্পদ
[খ] অস্থায়ী সম্পদ
[গ] চলতি সম্পদ
✅ চলতি ও স্থায়ী সম্পদ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২১১. স্থায়ী সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. ভূমি
ii. ব্যাংক জমা
iii. দালান কোঠা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১২. আর্থিক অবস্থার বিবরণীর দ্বিতীয় স্তরে অন্তর্ভুক্ত হয়- (অনুধাবন)
i. সম্পদসমূহ
ii. দায়সমূহ
iii. মূলধন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৩. চলতি দায়ের উদাহরণ- (অনুধাবন)
i. ঋণপত্র
ii. বকেয়া বেতন
iii. পাওনাদার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৪. আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ ও দায় সাজানোর পদ্ধতি হলো- (অনুধাবন)
i. তরল অগ্রাধিকার পদ্ধতি
ii. স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি
iii. মূলধন অগ্রাধিকার পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৫. স্থায়ী অগ্রাধিকার পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য হলো- (অনুধাবন)
i. স্থায়ী সম্পদ আগে লিপিবদ্ধ করা হয়
ii. যেগুলো দ্রুত টাকায় রূপান্তর করা যায় সেগুলো পরে লিপিবদ্ধ করা হয়
iii. এটি তরল অগ্রাধিকার পদ্ধতির বিপরীত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৬. স্থায়ী অগ্রাধিকার পদ্ধতির মূলভাব হলো- (অনুধাবন)
i. সম্পত্তি ও দায়ের স্থায়ীত্ব অনুযায়ী লিপিবদ্ধকরণ
ii. সম্পত্তির স্থায়ীত্ব ও দায়ের অস্থায়ীত্বের ভিত্তিতে লিপিবদ্ধকরণ
iii. তরল অগ্রাধিকার পদ্ধতির বিপরীতভাবে লিপিবদ্ধকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৭. তরল অগ্রাধিকার পদ্ধতির ক্ষেত্রে সঠিক উক্তি হলো- (অনুধাবন)
i. স্থায়ী ও তরল সম্পদ একত্রে লিপিবদ্ধ হয়
ii. চলতি সম্পদ আগে লিপিবদ্ধ করা হয়
iii. স্থায়ী সম্পদ পরে লিপিবদ্ধ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৮. মি. রাজা একজন ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানে সাধারণ সঞ্চিতি রাখার সিদ্ধান্ত নেন- (প্রয়োগ)
i. ভবিষ্যতে দায় পরিশোধের জন্য
ii. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মজবুত করার জন্য
iii. প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করার জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৯. তরল অগ্রাধিকার পদ্ধতির ক্ষেত্রে সঠিক উক্তি হলো- (অনুধাবন)
i. স্থায়ী ও তরল সম্পদ একত্রে লিপিবদ্ধ হয়
ii. চলতি সম্পদ আগে লিপিবদ্ধ করা হয়
iii. স্থায়ী সম্পদ পরে লিপিবদ্ধ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
সম্পদ ও দায়ের শ্রেণিবিভাগের প্রয়োজনীয়তা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২২০. চলতি সম্পদের বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
✅ এ সম্পদ সর্বোচ্চ এক বছরের মধ্যে নগদে রূপান্তরযোগ্য
[খ] এ ধরনের সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবসায়ে ব্যবহৃত হয়
[গ] এ ধরনের সম্পদ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়
[ঘ] স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে এ সম্পদকে প্রথমে লেখা হয়

২২১. যে সকল সম্পদ দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য তাদের কী বলা হয়? (জ্ঞান)
[ক] স্থায়ী সম্পদ
✅ চলতি সম্পদ
[গ] ক্ষণস্থায়ী সম্পদ
[ঘ] অদৃশ্য সম্পদ

২২২. ‘মজুদ পণ্য’ ব্যবসায়ের কী? (জ্ঞান)
[ক] চলতি দায়
[খ] ব্যয়
✅ চলতি সম্পদ
[ঘ] স্থাীয় সম্পদ

২২৩. স্বল্পকালীন স্থায়ী এবং দ্রুত নগদ অর্থ রূপান্তরযোগ্য সম্পত্তিকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] স্থায়ী সম্পত্তি
✅ চলতি সম্পত্তি
[গ] ক্ষণস্থায়ী সম্পত্তি
[ঘ] অদৃশ্য সম্পত্তি

২২৪. যে সকল সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবসায় ব্যবহৃত হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] চলতি দায়
✅ স্থায়ী সম্পদ
[গ] অস্পর্শনীয় সম্পদ
[ঘ] স্পর্শনীয় সম্পদ

২২৫. ‘বিক্রয়ের জন্য ক্রয় করা হয় না’- এটি কিসের বৈশিষ্ট্য? (অনুধাবন)
[ক] ব্যয়ের
[খ] পণ্যের
[গ] চলতি সম্পদের
✅ স্থায়ী সম্পদের

২২৬. ‘বকেয়া খরচ’ কী ধরনের দায়? (জ্ঞান)
✅ স্বল্পমেয়াদি
[খ] দীর্ঘমেয়াদি
[গ] বিলম্বিত
[ঘ] মুনাফা জাতীয়

২২৭. কোনটি চলতি দায়? (জ্ঞান)
✅ বকেয়া বেতন
[খ] বন্ধকি ঋণ
[গ] ঋণপত্র
[ঘ] মূলধন

২২৮. বকেয়া খরচাবলি আর্থিক বিবরণীতে কী হিসেবে লিপিবদ্ধ হবে? (জ্ঞান)
[ক] চলতি সম্পদ
[খ] স্থায়ী সম্পদ
✅ স্বল্পমেয়াদি দায়
[ঘ] দীর্ঘমেয়াদি দায়

২২৯. দীর্ঘমেয়াদি দায়ে লিপিবদ্ধ করা হবে কোনটি? (অনুধাবন)
[ক] যে ঋণ দীর্ঘমেয়াদের জন্য দেয়া হয়েছে
✅ যে ঋণ দীর্ঘমেয়াদের জন্য নেয়া হয়েছে
[গ] যে ঋণ দীর্ঘমেয়াদে পরিশোধ করা হয়েছে
[ঘ] যে ঋণ দীর্ঘমেয়াদের জন্য নেয়া হবে

২৩০. দীর্ঘমেয়াদি দায়ের ক্ষেত্রে কোনটি সঠিক? (জ্ঞান)
✅ দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয়েছে
[খ] এক বছরের জন্য নেওয়া হয়েছে
[গ] এক হিসাবকালের জন্য নেওয়া হয়েছে
[ঘ] স্বল্পসময়ের জন্য নেওয়া হয়েছে

২৩১. ‘মিরাজ এন্টারপ্রাইজ’-এর মূলধন ১,০০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন আনয়ন ২০,০০০ টাকা, নগদ তহবিল ৩০,০০০ টাকা, দেনাদার ১৫,০০০ টাকা এবং স্থায়ী সম্পত্তি ১,৫০,০০০ টাকা হলে সম্পত্তি ও দায়ের পার্থক্য কত হবে? (প্রয়োগ)
[ক] ৬৫,০০০ টাকা
[খ] ৭০,০০০ টাকা
✅ ৭৫,০০০ টাকা
[ঘ] ৮৫,০০০ টাকা

২৩২. ‘বন্ধকি ঋণ’ কী? (জ্ঞান)
[ক] চলতি দায়
[খ] সম্পদ
[গ] আয়
✅ দীর্ঘমেয়াদি দায়

২৩৩. কোনটি স্বল্পমেয়াদি দায়? (জ্ঞান)
[ক] ঋণপত্র
[খ] বন্ধকি ঋণ
[গ] মূলধন
✅ প্রদেয় বিল

২৩৪. এক বছরের মধ্যে পরিশোধযোগ্য দায় কোনগুলো? (অনুধাবন)
[ক] পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক ঋণ
✅ ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, প্রদেয় বিল
[গ] বন্ধকি ঋণ, ব্যবসায়িক ঋণ, পাওনাদার
[ঘ] প্রদেয় বিল, পাওনাদার, ব্যাংক ঋণ

২৩৫. ট্রেডমার্ক কী? (জ্ঞান)
[ক] আয়
[খ] ব্যয়
[গ] দায়
✅ সম্পদ

২৩৬. সুনাম কোন ধরনের হিসাব? (জ্ঞান)
✅ সম্পদ
[খ] দায়
[গ] আয়
[ঘ] ব্যয়

২৩৭. কোনটি অস্পর্শনীয় সম্পত্তি বহির্ভুত? (জ্ঞান)
✅ দেনাদার
[খ] সুনাম
[গ] প্যাটেন্ট
[ঘ] ট্রেডমার্ক

২৩৮. সুনাম ব্যবসায়ের সম্পদ কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] ব্যক্তিগত পরিচিতি তৈরি করে
✅ মুনাফা অর্জনে সহায়তা করে
[গ] পাওনা আদায়ে সহায়তা করে
[ঘ] অনেক কষ্টে অর্জিত হয়

২৩৯. অদৃশ্যমান সম্পত্তি ও ভুয়া সম্পত্তির মধ্যে পার্থক্য কী? (অনুধাবন)
✅ ভুয়া সম্পত্তির বিক্রয় মূল্য থাকে না
[খ] অদৃশ্যমান সম্পত্তির বিক্রয় হয় না
[গ] এদের মধ্যে কোন পার্থক্য নেই
[ঘ] এরা একটি অন্যটির পরিপূরক

২৪০. ট্রেডমার্ক কোন ধরনের হিসাব? (জ্ঞান)
[ক] দায় হিসাব
✅ সম্পদ হিসাব
[গ] আয় হিসাব
[ঘ] ব্যয় হিসাব

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২৪১. দীর্ঘমেয়াদি দায়- (অনুধাবন)
i. ঋণপত্র
ii. বন্ধকি ঋণ
iii. মূলধন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪২. ব্যবসায়ের অস্পর্শীয় সম্পদ হলো- (অনুধাবন)
i. সুনাম
ii. অপচয়
iii. প্যাটেন্ট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৩. সুনাম, ট্রেডমার্ক, গ্রন্থ স্বত্ব, রয়্যালিটি হলো- (অনুধাবন)
i. অদৃশ্যমান সম্পদ
ii. দৃশ্যমান সম্পদ
iii. অস্পর্শনীয় সম্পদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৪. চলতি সম্পদের উদাহরণ হলো- (অনুধাবন)
i. মজুদ পণ্য
ii. দেনাদার
iii. নগদ ও ব্যাংকে জমা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৫ ও ২৪৬নং প্রশ্নের উত্তর দাও:
মিসেস পারভিন ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিন্মোক্ত হিসাবগুলো পাওয়া যায়-
ক্রয় ৬০,০০০ টাকা, সুনাম ৮০,০০০ টাকা, মূলধন ৭০,০০০ টাকা, বিক্রয় ১,২০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা, বিমা সেলামি ৫,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ১০,০০০ টাকা, নগদ তহবিল ২০,০০০ টাকা, ঋণপত্র ৩০,০০০ টাকা, যন্ত্রপাতি ৩৫,০০০ টাকা, রয়্যালিটি ১৫,০০০ টাকা, বন্ধকি ঋণ ১০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা।

২৪৫. মিসেস পারভীন যদি স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি অনুযায়ী সম্পদ ও দায় সাজালে সবার শেষে কোন দায়টি আসবে? (প্রয়োগ)
[ক] ঋণপত্র
[খ] বন্ধকি ঋণ
[গ] মূলধন
✅ ব্যাংক জমাতিরিক্ত

২৪৬. মিসেস পারভিনের সম্পদ ও দায়ের পার্থক্য কত? (প্রয়োগ)
✅ ৭০,০০০ টাকা
[খ] ১,৩০,০০০ টাকা
[গ] ১,৪০,০০০ টাকা
[ঘ] ১,৫০,০০০ টাকা
আর্থিক বিবরণী প্রস্তুতকরণে হিসাববিজ্ঞানের নীতিমালার প্রয়োগ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২৪৭. কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের মালিক ব্যবসায় হতে পৃথক? (জ্ঞান)
[ক] রক্ষণশীলতার নীতি
[খ] সামঞ্জস্যতার নীতি
✅ ব্যবসায়িক স্বত্বা নীতি
[ঘ] চলমান প্রতিষ্ঠান নীতি

২৪৮. একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সামগ্রিক হিসাব কার নামে রাখা হয়? (জ্ঞান)
[ক] মালিকের নামে
✅ ব্যবসায় প্রতিষ্ঠানের নামে
[গ] পরিচালনা পর্ষদের নামে
[ঘ] স্বত্বাধিকারের নামে

২৪৯. মালিক কর্তৃক প্রদত্ত মূলধন ব্যবসায়ের জন্য কী? (জ্ঞান)
[ক] আয়
[খ] ব্যয়
[গ] সম্পদ
✅ দায়

২৫০. কোন নীতি অনুযায়ী মালিকের মূলধন ব্যবসায়ের জন্যে একটি দায়? (জ্ঞান)
[ক] চলমান প্রতিষ্ঠান
✅ ব্যবসায়িক স্বত্বা
[গ] হিসাবকাল
[ঘ] বস্তুনিষ্ঠতা

২৫১. চলমান প্রতিষ্ঠান ধারণার মূল কথা কী? (জ্ঞান)
[ক] প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট মেয়াদ থাকবে
[খ] সাধারণত একটি প্রতিষ্ঠানের মেয়াদ পাঁচ বছর
✅ প্রতিষ্ঠান বছরের পর বছর চলবে
[ঘ] স্থায়ী সম্পত্তির অবচয় ধরার প্রয়োজন নেই

২৫২. আয় ও ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় দুই শ্রেণিতে ভাগ করা হয় কোন নীতি অনুযায়ী? (জ্ঞান)
[ক] ব্যবসায়িক স্বত্বা
✅ চলমান প্রতিষ্ঠান
[গ] হিসাবকাল
[ঘ] ক্রয়মূল্য

২৫৩. কোন নীতি অনুসরণ করার কারণে ব্যবসায় প্রতিষ্ঠানকে স্থায়ী সম্পদের অপচয় ধরতে হয়? (অনুধাবন)
[ক] রক্ষণশীলতার নীতি
✅ চলমান প্রতিষ্ঠান ধারণা
[গ] সামঞ্জস্যতার নীতি
[ঘ] ব্যবসায়িক স্বত্বা নীতি

২৫৪. কোন নীতি ব্যতিত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সম্ভব নয়? (জ্ঞান)
[ক] ব্যবসায়িক স্বত্বা
[খ] হিসাবকাল
✅ চলমান প্রতিষ্ঠান
[ঘ] রক্ষণশীলতা

২৫৫. চলমান নীতি অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের আয়ুষ্কাল কত? (জ্ঞান)
[ক] এক বছর
[খ] দীর্ঘ বছর
[গ] নির্দিষ্ট কাল পর্যন্ত
✅ অনন্ত

২৫৬. চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী নিচের কোন বাক্যটি সঠিক? (অনুধাবন)
[ক] ব্যবসায়ের মালিক ব্যবসায় প্রতিষ্ঠান হতে পৃথক
[খ] হিসাবকাল ব্যবসায়ের অনন্ত আয়ুষ্কালের ক্ষুদ্র অংশ
[গ] মুনাফাকে যতদূর সম্ভব কম দেখাতে হবে
✅ ব্যবসায়ের নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই

২৫৭. চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের আয়ুষ্কাল অনন্ত। হিসাববিজ্ঞানের এই নীতি কোন ধরনের প্রতিষ্ঠানে প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
[ক] অমুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠানে
[খ] সেবাপ্রদানকারী ব্যবসায় প্রতিষ্ঠানে
✅ নির্দিষ্ট মেয়াদি ব্যবসায় প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানসমূহে
[ঘ] এই নীতির বহির্ভুত প্রতিষ্ঠান নেই

২৫৮. কোন নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের অনন্ত আয়ুষ্কালকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়? (জ্ঞান)
[ক] সামঞ্জস্যতার নীতি
[খ] রক্ষণশীলতার নীতি
[গ] চলমান প্রতিষ্ঠান ধারণা
✅ হিসাবকাল ধারণা

২৫৯. কোন ধারণার ওপর ভিত্তি করে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] হিসাবকাল ধারণা
✅ বকেয়া ধারণা
[গ] চলমান প্রতিষ্ঠান ধারণা
[ঘ] বস্তুনিষ্ঠতা ধারণা

২৬০. অগ্রিম বাড়ি ভাড়া ৮০০ টাকা। এক্ষেত্রে বিশদ আয় বিবরণীতে বাড়ি ভাড়া হিসাবখাত থেকে ৮০০ টাকা বাদ দিতে হবে কোন ধারণা অনুযায়ী? (প্রয়োগ)
[ক] চলমান ধারণা
✅ হিসাবকাল ধারণা
[গ] বকেয়া ধারণা
[ঘ] সামঞ্জস্যতা ধারণা

২৬১. হিসাববিজ্ঞানের বকেয়া ধারণা অনুযায়ী নিচের কোনটি হবে? (অনুধাবন)
✅ প্রদত্ত খরচের সাথে বকেয়া খরচ যোগ করে দেখাতে হয়
[খ] প্রাপ্ত আয়ের সাথে সম্ভাব্য আয় যোগ করে দেখাতে হয়
[গ] অগ্রিম আয়কে সংশ্লিষ্ট হিসাব খাতে যোগ করে দেখাতে হয়
[ঘ] অগ্রিম ব্যয়কে সংশ্লিষ্ট হিসাব খাতে যোগ করে দেখাতে হয়

২৬২. বিশদ আয় বিবরণীতে প্রদত্ত খরচের সাথে কোনটি যোগ করা হয়? (জ্ঞান)
[ক] অগ্রিম খরচ
[খ] অগ্রিম আয়
[গ] বকেয়া আয়
✅ বকেয়া খরচ

২৬৩. বিশদ আয় বিবরণীতে প্রদত্ত খরচ থেকে কোনটি বিয়োগ করা হয়? (জ্ঞান)
✅ অগ্রিম খরচ
[খ] বকেয়া আয়
[গ] অগ্রিম আয়
[ঘ] বকেয়া খরচ

২৬৪. ‘হিসাবকালে আয় বা ব্যয়ের পরিমাণ মুখ্য কিন্তু আয়-ব্যয় বাবদ নগদ কত আসল বা গেল তা মূখ্য নয়’। কোন নীতির ক্ষেত্রে উক্তিটি সঠিক? (জ্ঞান)
[ক] চলমান প্রতিষ্ঠান
✅ বকেয়া ধারণা
[গ] হিসাবকাল
[ঘ] ব্যবসায়িক স্বত্বা

২৬৫. রক্ষণশীলতার নীতি অনুযায়ী কোনটিকে যথাসম্ভব কম দেখাতে হয়? (জ্ঞান)
[ক] আয়
[খ] ব্যয়
✅ মুনাফা
[ঘ] ক্ষতি

২৬৬. বিশদ আয় বিবরণীতে সম্ভাব্য ব্যয় ও ক্ষতিকে আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী? (জ্ঞান)
[ক] হিসাবকাল
[খ] ব্যবসায়িক স্বত্বা
[গ] চলমান প্রতিষ্ঠান
✅ রক্ষণশীলতার

২৬৭. রক্ষণশীলতার নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণীতে সম্ভাব্য আয়কে দেখানো যায় না। সম্ভাব্য আয়কে লিপিবদ্ধ করলে কী ঘটবে? (উচ্চতর দক্ষতা)
[ক] উক্ত সম্ভাব্য আয় আর্জিত হলে মূলধন হ্রাস পাবে
[খ] উক্ত সম্ভাব্য আয়ের জন্য মুনাফার পরিমাণ কমে যাবে
[গ] উক্ত সম্ভাব্য আয়ের ফলে মালিকানা স্বত্ব হ্রাস পাবে
✅ উক্ত সম্ভাব্য আয় না ঘটলে মূলধন ভেঙে যাবে

২৬৮. সম্ভাব্য অনাদায়ী পাওনা বিশদ আয় বিবরণীতে ক্ষতি হিসাবে দেখানো হয় কোন নীতি অনুযায়ী? (জ্ঞান)
[ক] বকেয়া ধারণা
[খ] সামঞ্জস্যতা
[গ] চলমান প্রতিষ্ঠান
✅ রক্ষণশীলতা

২৬৯. সমাপনী মজুদ পণ্যের মূল্য কীভাবে নিরূপণ করা হয়? (জ্ঞান)
[ক] বাজার মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে যেটি কম থাকে
[খ] বাজার মূল্য ও উৎপাদন খরচের মধ্যে যেটি বেশি থাকে
✅ বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি কম থাকে
[ঘ] বাজার মূল্য এবং ক্রয়মূল্যের মধ্যে যেটি বেশি থাকে

২৭০. সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের নীতি কোনটি? (অনুধাবন)
[ক] সর্বদাই ক্রয় মূল্য
[খ] সর্বদাই বাজার মূল্য
✅ ক্রয়মূল ও বাজার মূল্য এর মধ্যে যেটি কম
[ঘ] ক্রয়মূল্য ও বাজার মূল্য এর মধ্যে যেটি বেশি

২৭১. কোন নীতি অনুসরণ করে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করতে হয়? (জ্ঞান)
[ক] রক্ষণশীলতার নীতি
✅ ক্রয়মূল্য নীতি
[গ] বস্তুনিষ্ঠতা ধারণা
[ঘ] চলমান প্রতিষ্ঠান ধারণা

২৭২. স্থায়ী সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে ক্রয়মূল্য লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী? (জ্ঞান)
[ক] চলমান প্রতিষ্ঠান
[খ] সামঞ্জস্যতা
✅ ক্রয়মূল্য
[ঘ] বস্তুনিষ্ঠতা

২৭৩. ক্রয়মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পদকে লিপিবদ্ধ করার নিয়ম কোনটি? (অনুধাবন)
✅ যে মূল্যে সম্পদটি ক্রয় করা হয়েছে
[খ] যে মূল্যে সম্পদটি ক্রয় করা যাবে
[গ] যে মূল্যে সম্পদটি বিক্রি করা হয়েছে
[ঘ] যে মূল্যে সম্পদটি বিক্রি করা যাবে

২৭৪. আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদকে সর্বদা ক্রয়মূল্যে দেখানো হয়। এরূপ সম্পদকে বাজার মূল্যে না দেখানোর কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] স্থায়ী সম্পদকে ব্যবসায়ের প্রয়োজনে নগদে রূপান্তর করা যায় না
✅ স্থায়ী সম্পদ বিক্রির জন্য নয় ব্যবহারের জন্য ক্রয় করা হয়
[গ] প্রতি বছর স্থায়ী সম্পদের মূল্য বৃদ্ধি বা হ্রাস পায়
[ঘ] স্থায়ী সম্পদকে বিক্রি করলে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়

২৭৫. স্থায়ী সম্পত্তির ক্রয়মূল্য বলতে কোনটি বোঝায়? (জ্ঞান)
[ক] সম্পত্তির মূল্য
[খ] সম্পত্তির মূল্য + অবচয়
[গ] সম্পত্তির ক্রয় মূল্য + আনুষঙ্গিক খরচ
✅ সম্পত্তির মূল্য + ব্যবহার উপযোগী করার আনুষঙ্গিক খরচ

২৭৬. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসরণ করে প্রতি বছর একই পদ্ধতিতে হিসাব রাখা হয়? (জ্ঞান)
[ক] চলমান প্রতিষ্ঠান ধারণা
✅ সামঞ্জস্যতার নীতি
[গ] বস্তুনিষ্ঠতা ধারণা
[ঘ] বকেয়া ধারণা

২৭৭. বিভিন্ন বছরের হিসাবসমূহের সঠিক তুলনা করতে হলে কোনটি করতে হবে? (অনুধাবন)
✅ হিসাব সংরক্ষণে সামঞ্জস্যতার নীতি অনুসরণ
[খ] হিসাব সংরক্ষণে ক্রয়মূল্য নীতি অনুসরণ
[গ] হিসাব সংরক্ষণে রক্ষণশীলতার নীতি অনুসরণ
[ঘ] হিসাব সংরক্ষণে ব্যবসায়িক স্বত্বা নীতি অনুসরণ

২৭৮. বস্তুনিষ্ঠার নীতি বলতে কোনটি বোঝায়? (জ্ঞান)
[ক] হিসাববিজ্ঞানের নীতি অনুযায়ী লেনদেন লিপিবদ্ধকরণ
✅ হিসাবরক্ষকের জ্ঞান, অভিজ্ঞতা ও বুদ্ধি অনুযায়ী লেনদেন লিপিবদ্ধকরণ
[গ] হিসাবের ধরন অনুযায়ী লেনদেন লিপিবদ্ধকরণ
[ঘ] আয়-ব্যয় অনুযায়ী লেনদেন লিপিবদ্ধকরণ

২৭৯. মজুরি ৫০০ টাকা বকেয়া রয়েছে। এটি বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে কোন নীতি অনুযায়ী? (প্রয়োগ)
[ক] হিসাবকাল
[খ] সামঞ্জস্যতা
✅ বকেয়া ধারণা
[ঘ] চলমান প্রতিষ্ঠান

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২৮০. ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য প্রস্তুত করা হয়- (অনুধাবন)
i. বিশদ বিবরণী
ii. আর্থিক অবস্থার বিবরণী
iii. বিশদ আয় বিবরণী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮১. ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে প্রতিষ্ঠানের সার্বিক অবস্থার সঠিক চিত্র ফুটিয়ে তুলতে হিসাবরক্ষক যে নীতিগুলো অনুসরণ করবেন তা হলো- (প্রয়োগ)
i. রক্ষণশীলতার নীতি
ii. ক্রয়মূল্য নীতি
iii. সামঞ্জস্যতার নীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

২৮২. বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে সঠিক উক্তি হলো- (অনুধাবন)
i. প্রদত্ত খরচের সাথে বকেয়া খরচ যোগ করতে হয়
ii. প্রাপ্ত আয় থেকে অগ্রিম আয় বিয়োগ করতে হয়
iii. প্রদত্ত খরচ থেকে অগ্রিম খরচ বিয়োগ করতে হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
আর্থিক বিবরণী প্রস্তুতকরণে বিবেচ্য সমন্বয়সমূহ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২৮৩. কোথায় আর্থিক বিবরণীর উপাদান পাওয়া যায়? (জ্ঞান)
[ক] জাবেদায়
[খ] নগদান বইতে
✅ রেওয়ামিলে
[ঘ] খতিয়ানে

২৮৪. অপূর্ণাঙ্গ হিসাব খাতগুলোকে পূর্ণাঙ্গ করার জন্য কোনটি প্রয়োজন হয়? (অনুধাবন)
[ক] জাবেদা দাখিলা
✅ সমন্বয় দাখিলা
[গ] সমাপনী দাখিলা
[ঘ] বিপরীত দাখিলা

২৮৫. প্রারম্ভিক ও সমাপনী মজুদের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত আছে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা। রেওয়ামিলে মনিহারি ক্রয়ের পরিমাণ দেওয়া আছে ১১,০০০ টাকা। এ বছর মনিহারি বাবদ কত টাকা বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে? (প্রয়োগ)
✅ ১০,০০০ টাকা
[খ] ১১,০০০ টাকা
[গ] ১৪,০০০ টাকা
[ঘ] ১৮,০০০ টাকা

২৮৬. ‘মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য ৪,০০০ টাকার পণ্য ব্যবসায় থেকে নিয়েছেন’ এটি কী হিসাবে বিবেচিত হবে? (অনুধাবন)
[ক] দায়
✅ উত্তোলন
[গ] আয়
[ঘ] ব্যয়

২৮৭. মালিক কর্তৃক পণ্য উত্তোলন প্রকৃতপক্ষে কী? (জ্ঞান)
✅ মালিকের ব্যক্তিগত খরচ
[খ] ব্যবসায়ের খরচ
[গ] ব্যবসায়ের দায়
[ঘ] ব্যবসায়ের সম্পদ

২৮৮. মালিক কর্তৃক পণ্য উত্তোলন বিশদ আয় বিবরণীতে কী করতে হবে? (জ্ঞান)
[ক] ব্যয় হিসাবে প্রদর্শন
✅ ক্রয় হতে বিয়োগ
[গ] আয় হিসাবে প্রদর্শন
[ঘ] পরিচালন ব্যয় হিসাবে প্রদর্শন

২৮৯. মালিক কর্তৃক উত্তোলন আর্থিক অবস্থার বিবরণীতে কী করতে হয়? (জ্ঞান)
[ক] দায় হিসাবে প্রদর্শন
[খ] সম্পদ হিসাবে প্রদর্শন
✅ মালিকের মূলধন থেকে বিয়োগ
[ঘ] মালিকের মূলধনের সাথে যোগ

২৯০. মূলধনের সুদ ব্যবসায়ের ব্যয় হলেও উত্তোলনের সুদ ব্যবসায়ের কী? (জ্ঞান)
✅ ব্যবসায়ের আয়
[খ] ব্যবসায়ের দায়
[গ] মালিকের আয়
[ঘ] মালিকের ব্যয়

২৯১. স্থায়ী সম্পত্তির অবচয় বিশদ আয় বিবরণীতে কী হিসাবে অন্তর্ভুক্ত হয়? (জ্ঞান)
[ক] অপরিচালন ব্যয়
[খ] প্রত্যক্ষ ব্যয়
✅ পরিচালন ব্যয়
[ঘ] সম্ভাব্য ব্যয়

২৯২. রেওয়ামিলে প্রদত্ত যন্ত্রপাতির পরিমাণ ৮০,০০০ টাকা। এর ওপর ১৫% অবচয় ধার্য করতে হবে। তাহলে এ বছর অবচয়ের পরিমাণ কত হবে? (প্রয়োগ)
[ক] ৮০,০০০ টাকা
[খ] ৬৮,০০০ টাকা
✅ ১২,০০০ টাকা
[ঘ] ১০,০০০ টাকা

২৯৩. স্থায়ী সম্পত্তির অবচয় আর্থিক অবস্থার বিবরণীতে কী করা হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] সম্পত্তি হিসাবে প্রদর্শিত হয়
[খ] মূলধন হিসাবে প্রদর্শিত হয়
[গ] অবচয় নামে সম্পত্তি থেকে বিয়োগ করতে হয়
✅ পুঞ্জিভূত অবচয় নামে সম্পত্তি থেকে বিয়োগ করতে হয়

২৯৪. অপরিশোধিত ব্যয় সংশ্লিষ্ট হিসাবকালের জন্য কী? (জ্ঞান)
[ক] আয় ও দায়
[খ] খরচ ও ব্যয়
✅ খরচ ও দায়
[ঘ] আয় ও ব্যয়

২৯৫. সাময়িকভাবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় কোনটি? (অনুধাবন)
[ক] মূলধন জাতীয় ব্যয়
[খ] মূলধন জাতীয় প্রাপ্তি
[গ] মুনাফা জাতীয় ব্যয়
✅ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

২৯৬. পুরাতন কুঋণ ৫০০ টাকা; বিবিধ দেনাদার ৫,০০০ টাকা। কুঋণ ৭৫০ টাকায় বৃদ্ধি করতে হবে। ৫% হারে অবশিষ্ট দেনাদারের ওপর কুঋণ সঞ্চিতি হলে নতুন কুঋণ সঞ্চিতি কত হবে? (প্রয়োগ)
[ক] ২৩৫. ৫০ টাকা
✅ ২৩৭. ৫০ টাকা
[গ] ২৪০. ৫০ টাকা
[ঘ] ২৪৫. ৩০ টাকা

২৯৭. বিমা সেলামির পরিমাণ ২,৪০০ টাকা রেওয়ামিলে দেয়া আছে এবং সমন্বয়ে বলা হয়েছে বিমা সেলামি প্রতি বছর ৩১ মার্চ পর্যন্ত দেয়া হয়। বাৎসরিক বিমার পরিমাণ ২,৪০০ টাকা বিশদ আয় বিবরণীতে কত টাকা হবে? (প্রয়োগ)
[ক] ১,৬০০ টাকা
✅ ১,৮০০ টাকা
[গ] ২,৪০০ টাকা
[ঘ] ৩,০০০ টাকা

২৯৮. দেনাদারের ওপর বাট্টা সঞ্চিতি নির্ণয়ের নিয়ম কোনটি? (অনুধাবন)
✅ (দেনাদার - নতুন অনাদায়ী পাওনা - নতুন অনাদায়ী পাওয়া সঞ্চিতি) × শতকরা হার
[খ] (দেনাদার - অনাদায়ী পাওনা) × শতকরা হার
[গ] দেনাদার × শতকরা হার - অনাদায়ী পাওনা সঞ্চিতি
[ঘ] দেনাদার × শতকরা হার

২৯৯. নতুন কুঋণ ৩,০০০ টাকা, রেওয়ামিলে বিবিধ দেনাদার ২০,০০০ টাকা, ৫% হারে কুঋণ সঞ্চিতি ও ২% হারে বাট্টা সঞ্চিতি হলে বাট্টা সঞ্চিতি কত হবে? (প্রয়োগ)
✅ ৩২৩ টাকা
[খ] ৩৪০ টাকা
[গ] ৩৮০ টাকা
[ঘ] ৪২০ টাকা

৩০০. মূলধনের সুদ মালিকের আয় কিন্তু কারবারের কী? (জ্ঞান)
✅ খরচ
[খ] দায়
[গ] আয়
[ঘ] সম্পদ

৩০১. ০১-০৭-২০১৮ সালে ১০% হারে গৃহীত ঋণের পরিমাণ ছিল ২,০০,০০০ টাকা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রদেয় ঋণের সুদের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ১০,০০০ টাকা
[খ] ১৫,০০০ টাকা
✅ ২০,০০০ টাকা
[ঘ] ৩০,০০০ টাকা

৩০২. কোনটি স্থায়ী বা দীর্ঘমেয়াদি দায়? (জ্ঞান)
✅ মূলধন
[খ] ব্যাংক জমাতিরিক্ত
[গ] প্রদেয় বিল
[ঘ] পাওনাদার

৩০৩. ৩১ ডিসেম্বর ২০১৮ সালের রেওয়ামিলে ১২% হারে বন্ধকি ঋণ (৩১-০৬-২০১৮) ৫০,০০০ টাকা লেখা আছে। ঋণের সুদ কত হবে? (প্রয়োগ)
[ক] ২,০০০ টাকা
✅ ৩,০০০ টাকা
[গ] ৪,০০০ টাকা
[ঘ] ৬,০০০ টাকা

৩০৪. ১ জুলাই ১৫,০০০ টাকা ৫% হারে ঋণ নেয়া হলে ৩১ ডিসেম্বর আর্থিক বিবরণীতে কত টাকা সুদ দেখাতে হবে? (প্রয়োগ)
[ক] ৩৬০ টাকা
✅ ৩৭৫ টাকা
[গ] ৬৫০ টাকা
[ঘ] ৭৫০ টাকা

৩০৫. সাদিক স্টোরের রেওয়ামিলের ডেবিট দিকে সুনাম ২৫,০০০ টাকা দেওয়া আছে। সমন্বয়ে বলা আছে সুনামের ১/১০ অংশ অবলোপন করতে হবে। এক্ষেত্রে অবলোপনকৃত টাকার পরিমাণ কত হবে? (প্রয়োগ)
✅ ২,৫০০ টাকা
[খ] ২২,৫০০ টাকা
[গ] ২৫,০০০ টাকা
[ঘ] ২৭,৫০০ টাকা

৩০৬. ২০১৮ সালের ১ এপ্রিল ব্যবসায়ের জন্য ১,০০০ টাকা ধার করা হলো সুদের হার ১১% হলে ২০১৮ সালের সুদ খরচ কত টাকা? (প্রয়োগ)
[ক] ৫৫ টাকা
[খ] ৭২. ৫০ টাকা
✅ ৮২. ৫০ টাকা
[ঘ] ১১০ টাকা

৩০৭. রেওয়ামিলে ১০% ঋণ ৩০,০০০ টাকা এবং সমন্বয় বর্ণিত ৬ মাসের সুদ বকেয়া আছে। আর্থিক বিবরণীতে কত টাকা ঋণ বাবদ বসবে? (প্রয়োগ)
[ক] ২৮,৫০০ টাকা
✅ ৩০,০০০ টাকা
[গ] ৩১,৫০০ টাকা
[ঘ] ৩৩,০০০ টাকা

৩০৮. ১ জানুয়ারি ২০১৮ সালে ৬% হারে ঋণের পরিমাণ ৫,০০০ টাকা। ১ জুলাই ২০১৮ সালের ১,০০০ টাকা ঋণ পরিশোধ করা হয়। ২০১৮ সালের সুদের পরিমাণ কত হবে? (প্রয়োগ)
[ক] ২৪০ টাকা
✅ ২৭০ টাকা
[গ] ৩০০ টাকা
[ঘ] ৩৬০ টাকা

৩০৯. জনাব বরকতের ব্যবসায়ে ৭০,০০০ টাকার যন্ত্রপাতি আছে। যন্ত্রপাতি সম্পর্কে বলা হয়েছে এর ওপর ৫% অবচয় দেখাতে হবে। তাহলে সম্পত্তি হিসাবে কত টাকা দেখাতে হবে? (প্রয়োগ)
[ক] ৩,৫০০ টাকা
[খ] ৬৩,০০০ টাকা
✅ ৬৬,৫০০ টাকা
[ঘ] ৬৭,০০০ টাকা

৩১০. কারবারের আসবাবপত্রের পরিমাণ ছিল ১,২০,০০০ টাকা এবং ০১-০৪-২০১৮ সালে ক্রয় করা আসবাবপত্রের পরিমাণ ২০,০০০ টাকা আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধরা হলে বিশদ আয় বিবরণীতে কত টাকার অবচয় দেখাতে হবে? (প্রয়োগ)
[ক] ১৩,০০০ টাকা
✅ ১৩,৫০০ টাকা
[গ] ১৪,০০০ টাকা
[ঘ] ১৪,৫০০ টাকা

৩১১. রহিম সাহেবের ব্যবসায় প্রতিষ্ঠানে অনাদায়ী দেনা ১,০০০ টাকা ধার্য ছিল। কিন্তু বছর শেষে সেটি বেড়ে দাঁড়ায় ১,৫০০ টাকা। এতে বিশদ আয় বিবরণীতে কী প্রভাব পড়বে? (উচ্চতর দক্ষতা)
[ক] মোট লাভ বৃদ্ধি পাবে
[খ] মোট ক্ষতি বৃদ্ধি পাবে
[গ] নিট লাভ বৃদ্ধি পাবে
✅ নিট লাভ হ্রাস পাবে

৩১২. জনাব আলমের রেওয়ামিলে দেয়া আছে দেনাদার ৪০,০০০ টাকা এবং অনাদায়ী পাওনা ৩,০০০ টাকা এবং সঞ্চিতি ৪,০০০ টাকা। সমন্বয় হতে পাওয়া নতুন অনাদায়ী পাওনা ধরতে হবে ২,০০০ টাকা ও সঞ্চিতি রাখতে হবে ৫% হারে বিশদ আয় বিবরণীতে কত টাকা দেখাতে হবে? (প্রয়োগ)
✅ ২,৯০০ টাকা
[খ] ৩,০০০ টাকা
[গ] ৩,৩,০০ টাকা
[ঘ] ৩,৫০০ টাকা

৩১৩. মালিকের প্রদত্ত মূলধন ৩,০০,০০০ টাকা ও উত্তোলন ১২,০০০ টাকা রেওয়ামিলে দেয়া আছে এবং সমন্বয়ে বলা আছে মূলধন ও উত্তোলনের ওপর সুদ যথাক্রমে ১০% ও ১২% আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন হিসাবের সমন্বিত জের কত হবে যদি নিট লাভ ৭০,০০০ টাকা হয়? (প্রয়োগ)
[ক] ৩,১৬,৫৬০ টাকা
[খ] ৩,৫৬,৫৬০ টাকা
✅ ৩,৮৬,৫৬০ টাকা
[ঘ] ৪,১৩,৫৬০ টাকা

৩১৪. উত্তোলনের তারিখ দেয়া না থাকলে কত মাসের সুদ ধরতে হবে? (জ্ঞান)
[ক] ৩ মাসের সুদ
✅ ৬ মাসের সুদ
[গ] ৮ মাসের সুদ
[ঘ] ১২ মাসের সুদ

৩১৫. মাল ক্রয় ১,৭০,০০০ টাকা; বহি:ফেরত ৩,০০০ টাকা; বিনামূল্যে পণ্য বিতরণ ৫,০০০ টাকা; মালিক কর্তৃক পণ্য উত্তোলন ২,০০০ টাকা হলে নিট ক্রয়ের পরিমাণ কত? (প্রয়োগ)
✅ ১,৬০,০০০ টাকা
[খ] ১,৬৫,০০০ টাকা
[গ] ১,৭২,০০০ টাকা
[ঘ] ১,৭৫,০০০ টাকা

৩১৬. ‘বিজ্ঞাপন চার বছরের জন্যে ১০,০০০ টাকা পরিশোধ’ চলতি বছরে অবলোপনের পরিমাণ কত? (প্রয়োগ)
✅ ২,৫০০ টাকা
[খ] ৭,৫০০ টাকা
[গ] ১০,০০০ টাকা
[ঘ] ৪০,০০০ টাকা

৩১৭. ৫ বছরের জন্য ৪,০০,০০০ টাকা বিজ্ঞাপন ব্যয় করা হলে কত অংশ বিলম্বিত? (প্রয়োগ)
[ক] ২/৫
[খ] ১/৫
[গ] ৩/৫
✅ ৪/৫

৩১৮. বিলম্বিত খরচ কোথায় দেখানো হয়? (জ্ঞান)
[ক] বিশদ আয় বিবরণীর পরিচালন আয়ের সাথে
[খ] বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ের সাথে
✅ আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তির সাথে
[ঘ] আর্থিক অবস্থার বিবরণীর দায়ের সাথে

৩১৯. রেওয়ামিলে ১০% বিনিয়োগ ১০,০০০ টাকা, বিনিয়োগের সুদ ৮০০ টাকা বিশদ আর বিবরণীতে বিনিয়োগের সুদ বাবদ কত বসবে? (প্রয়োগ)
[ক] ২০০ টাকা
[খ] ৮০০ টাকা
✅ ১,০০০ টাকা
[ঘ] ১,৮০০ টাকা

৩২০. ০১-০৪-২০১৮ সালে ১,৬০,০০০ টাকা বিনিয়োগ করা হয়, যা হতে ১৫% হারে সুদ পাওয়া যাবে। কিন্তু বছর শেষে সুদ অর্জিত হলেও পাওয়া যায়নি। এ বিনিয়োগ সংক্রান্ত হিসাবভুক্তির ক্ষেত্রে কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] বিনিয়োগের সুদ আয় ১৮,০০০ টাকা এবং সম্পদ ১,৬০,০০০ টাকা
[খ] বিশদ আয় বিবরণীতে ২৪,০০০ টাকা এবং সম্পদ ১,৮৪,০০০ টাকা
✅ বিশদ আয় বিবরণীতে ১৮,০০০ টাকা এবং সম্পদ ১,৭৮,০০০ টাকা
[ঘ] মূলধন হিসাবে ১৮,০০০ টাকা এবং দায় ১,৭৮,০০০ টাকা

৩২১. প্রারম্ভিক মজুদ পণ্য ৪০,০০০ টাকা, ক্রয় ১,৭০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৩,০০০ টাকা, বিক্রয় ২,৩৩,০০০ টাকা, মোট লাভ ৩০,০০০ টাকা হলে সমাপনী মজুদ পণ্য কত টাকা? (প্রয়োগ)
✅ ১০,০০০ টাকা
[খ] ৩০,০০০ টাকা
[গ] ৩৩,০০০ টাকা
[ঘ] ৫০,০০০ টাকা

৩২২. সংশ্লিষ্ট হিসাবকালে গৃহীত কিন্তু হিসাবকালে অর্জিত নয় এমন আয়কে কী বলা হয়? (জ্ঞান)
[ক] অগ্রিম প্রদত্ত ব্যয়
[খ] বকেয়া আয়
✅ অগ্রিম প্রাপ্ত আয়
[ঘ] মুনাফা জাতীয় আয়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৩২৩. আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হয় সকল প্রকারের- (অনুধাবন)
i. পরিশোধিত ব্যয়
ii. অপরিশোধিত ব্যয়
iii. বিলম্বিত ব্যয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৪. আর্থিক বিবরণীতে হিসাবভুক্ত হয়- (অনুধাবন)
i. সম্ভাব্য আয়
ii. যে আয় পাওয়া গেছে
iii. যে আয় পাওনা রয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৫. ‘মজুরি বকেয়া ৫০০ টাকা’ আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়- (অনুধাবন)
i. বিশদ আয় বিবরণীতে খরচ হিসাবে
ii. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসাবে
iii. মালিকানা স্বত্ব বিবরণীতে মূলধন হিসাবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৬. অগ্রিম বাড়ি ভাড়া ৮০০ টাকা এক্ষেত্রে আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হবে- (অনুধাবন)
i. বিশদ আয় বিবরণীতে বাড়ি ভাড়া হতে বিয়োগ
ii. বিশদ আয় বিবরণীতে বাড়ি ভাড়ার সাথে যোগ
iii. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসাবে প্রদর্শন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৭. বিনিয়োগের বকেয়া সুদ আর্থিক বিবরণীতে দেখাতে হবে- (অনুধাবন)
i. বিশদ আয় বিবরণীতে আয় হিসাবে
ii. মালিকানা স্বত্ব বিবরণীতে মূলধন হিসাবে
iii. আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ হিসাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৮. অগ্রিম প্রাপ্ত আয় আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হয়- (অনুধাবন)
i. বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয় হতে বিয়োগ হয়ে
ii. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসাবে প্রদর্শন করে
iii. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসাবে প্রদর্শন করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৯. সাধারণ সঞ্চিতি ও কুঋণ সঞ্চিতি- (অনুধাবন)
i. একই কথা নয়
ii. দেনাদারের উপর ধার্য করতে হয়
iii. মুনাফার বিপরীতে চার্জ করতে হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩০. ‘অনাদায়ী পাওনা’ সৃষ্টির কারণ হতে পারে- (অনুধাবন)
i. দেনাদারের মৃত্যু
ii. দেনাদারের দেউলিয়াত্ব
iii. দেনাদারের নিখোঁজ হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩১. ব্যবসায়ের প্রয়োজনের অতিরিক্ত অর্থ দ্বারা করা হয়- (অনুধাবন)
i. উৎপাদন বৃদ্ধি
ii. অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ
iii. ব্যাংক খাতে বিনিয়োগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩২. সম্পত্তির অবচয়ের কারণ- (অনুধাবন)
i. ব্যবহারজনিত মূল্য হ্রাস
ii. সময় অতিক্রান্ত হওয়া
iii. দুর্ঘটনাজনিত মূল্য হ্রাস

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩৩ ও ৩৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
যশোরের মর্ডান ফার্নিচার ২০১৮ সালের ১ জানুয়ারি আসবাবপত্র ক্রয় করেন ৫০,০০০ টাকার। তার তিন মাস পর আরও ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রের অবচয় ৫%।

৩৩৩. আসবাবপত্রের অবচয়ের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৩,০০০ টাকা
[খ] ৩,১৫০ টাকা
✅ ৩,২৫০ টাকা
[ঘ] ৩,৫০০ টাকা

৩৩৪. আসবাবপত্রের অবচয় যে জাতীয় হিসাব তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. ব্যয় হিসাব
ii. নামিক হিসাব
iii. সম্পদ হিসাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩৫ ও ৩৩৬নং প্রশ্নের উত্তর দাও:
সোবহান ট্রেডার্স এর রেওয়ামিলে বিজ্ঞাপনের পরিমাণ ২৫,০০০ টাকা, যা পাঁচ বছরের জন্য প্রযোজ্য।

৩৩৫. সোবহান ট্রেডার্সের বিজ্ঞাপন ব্যয় কত? (প্রয়োগ)
✅ ৫,০০০ টাকা
[খ] ২০,০০০ টাকা
[গ] ২৫,০০০ টাকা
[ঘ] ৩০,০০০ টাকা

৩৩৬. সংশ্লিষ্ট বছরে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৫,০০০ টাকা
✅ ২০,০০০ টাকা
[গ] ২৫,০০০ টাকা
[ঘ] ৩০,০০০ টাকা
ব্যবসায়ের আর্থিক অবস্থার মূল্যায়ন

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৩৩৭. কোনো প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ ক্ষমতা কোনটি থেকে জানা যায়? (জ্ঞান)
[ক] মোট মুনাফা
[খ] নিট মুনাফা
✅ চলতি অনুপাত
[ঘ] বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত

৩৩৮. একটি হিসাবখাতকে আরেকটি হিসাব খাতের সহিত তুলনা করতে কী নির্ণয় করা হয়? (জ্ঞান)
[ক] মোট মুনাফা
[খ] নিট মুনাফা
[গ] পরিচালন মুনাফা
✅ হিসাবখাতের অনুপাত

৩৩৯. কোনটি বিশ্লেষণ করে একাধিক বছরের আর্থিক অবস্থার তুলনামূলক মূল্যায়ন সম্ভব? (জ্ঞান)
[ক] মোট লাভ বিশ্লেষণ
[খ] নিট লাভ বিশ্লেষণ
[গ] নগদ প্রবাহ বিশ্লেষণ
✅ অনুপাত বিশ্লেষণ

৩৪০. প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা যাচাই করা যায় কীভাবে? (অনুধাবন)
[ক] বিশদ আয় বিবরণী প্রস্তুত করে
[খ] আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে
✅ মুনাফার হার ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করে
[ঘ] চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করে

৩৪১. নিট মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি? (জ্ঞান)
[ক] নিট মুনাফামোট বিক্রয় × ১০০
[খ] মোট মুনাফানিট বিক্রয় × ১০০
✅ নিট মুনাফানিট বিক্রয় × ১০০
[ঘ] মোট মুনাফামোট বিক্রয় × ১০০

৩৪২. বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে? (জ্ঞান)
✅ নিট মুনাফাবিনিয়োজিত মূলধন × ১০০
[খ] মোট মুনাফাবিনিয়োজিত মূলধন × ১০০
[গ] নিট বিক্রয়বিনিয়োজিত মূলধন × ১০০
[ঘ] নিট আয়বিনিয়োজিত মূলধন × ১০০

৩৪৩. কাশেম এন্টারপ্রাইজ এর ২০১৮ সালের বিনিয়োজিত মূলধন ৭০,০০০ টাকা; বিক্রয় ১,২৫,০০০ টাকা; নিট মুনাফা ২৫,০০০ টাকা হলে বিনিয়োজিত মূলধনের ওপর মুনাফার হার কত? (প্রয়োগ)
[ক] ১৩. ৩৫%
[খ] ৩৩. ৩৩%
✅ ৩৫. ৭১%
[ঘ] ৩৭. ৩৫%

৩৪৪. আরফান চৌধুরীর মোট মুনাফা ১৫,০০০ টাকা, নিট মুনাফা ৬,০০০ টাকা, চলতি দায় ৬,০০০ টাকা এবং বিনিয়োজিত মূলধন ৮০,০০০ টাকা হলে বিনিয়োজিত কত? (প্রয়োগ)
[ক] ১: ১
[খ] ২. ৫: ১
✅ ৭. ৫%
[ঘ] ১৮. ৭৫%

৩৪৫. সাগর সেনের মোট সম্পদ ৩,৭১,৯০০ টাকা, সুনাম ১০,০০০ টাকা, ১০% সঞ্চয়পত্র ২০,০০০ টাকা, চলতি দায় ৩৬,৫০০ টাকা হলে বিনিয়োজিত মূলধন কত? (প্রয়োগ)
✅ ৩,০৫,৪০০ টাকা
[খ] ৩,৩৫,৪০০ টাকা
[গ] ৩,৪১,৯০০ টাকা
[ঘ] ৩,৬৫,৪০০ টাকা

৩৪৬. প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায় পরিশোধের ক্ষমতা সম্পর্কে জানা যায় কীভাবে? (অনুধাবন)
[ক] বিশদ আয় বিবরণী প্রস্তুত করে
[খ] আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে
[গ] মুনাফার হার ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করে
✅ চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করে

৩৪৭. চলতি অনুপাতের সূত্র কোনটি? (জ্ঞান)
[ক] চলতি সম্পত্তি - চলতি দায়চলতি দায়
✅ চলতি সম্পত্তিচলতি দায়
[গ] চলতি সম্পত্তিচলতি আয়
[ঘ] সম্পত্তিদায়

৩৪৮.

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] তারল্য সম্পদ = চলতি সম্পদ
[খ] তারল্য সম্পদ = স্থায়ী সম্পদ -চলতি সম্পদ
✅ তারল্য সম্পদ = চলতি সম্পদ -
(সমাপনী মজুদ + অগ্রিম খরচ)
[ঘ] তারল্য সম্পদ = চলতি সম্পদ -
(সমাপনী মজুদ অগ্রিম খরচ)

৩৪৯. জনাব হায়দারের মোট মুনাফা ৩৯,৪০০ টাকা, নিট মুনাফা ১৭,৭৩০ টাকা এবং বিনিয়োজিত মূলধন ৯৮,৫০০ টাকা হলে বিনিয়োজিত মূলধনের ওপর মুনাফার হার কত? (প্রয়োগ)
[ক] ৪৫%
[খ] ৪০%
✅ ১৮%
[ঘ] ২২%

৩৫০. চলতি অনুপাতের আদর্শ মান কত? (জ্ঞান)
[ক] ১: ১
[খ] ১: ২
✅ ২: ১
[ঘ] ৩: ১

৩৫১. তারল্য অনুপাতের আদর্শ মান কত? (জ্ঞান)
✅ ১: ১
[খ] ১: ২
[গ] ২: ১
[ঘ] ৩: ১

৩৫২. সুনীল চন্দ্রের নিট মুনাফা ১৮,০০০ টাকা, চলতি সম্পদ ৩৫,০০০ টাকা, চলতি দায় ২০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৫,০০০ টাকা এবং বিনিয়োজিত মূলধন ১,০০,০০০ টাকা হলে তারল্য অনুপাত কত? (প্রয়োগ)
[ক] ১. ৭৫: ১
[খ] ১৮%
✅ ১. ৫: ১
[ঘ] ৩৫%

৩৫৩. নির্মল বাবুর চলতি সম্পদ ৭৯,৩০০ টাকা, চলতি দায় ৫০,০০০ টাকা, মোট সম্পদ ১,৮৯,৩০০ টাকা, মোট দায় ১,৩৮,৮০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৪০,০০০ টাকা হলে তারল্য অনুপাত কত? (প্রয়োগ)
[ক] ১. ৫৭: ১
[খ] ১. ৩৬: ১
[গ] ২. ৩৯: ১
✅ ০. ৭৯: ১

৩৫৪. মুনাফা অর্জনের ক্ষমতা জানা যায় কোন অনুপাত থেকে? (জ্ঞান)
[ক] চলতি অনুপাত
[খ] তারল্য অনুপাত
✅ নিট মুনাফার অনুপাত
[ঘ] ব্যয় অনুপাত

৩৫৫. নিট মুনাফাকে বিক্রয়লব্ধ অর্থের সহিত তুলনা করে কী নির্ণয় করা হয়? (জ্ঞান)
✅ নিট মুনাফার হার
[খ] বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত
[গ] চলতি অনুপাত
[ঘ] তারল্য অনুপাত

৩৫৬. রাণী ট্রেডার্সের চলতি সম্পদ ৯,০০০ টাকা, চলতি দায় ৫,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১,০০০ টাকা হলে চলতি অনুপাত কত? (প্রয়োগ)
✅ ১. ৮: ১
[খ] ০. ৫৬: ১
[গ] ১. ৬: ১
[ঘ] ৫৫. ৫৫%

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫৭ ও ৩৫৮ নং প্রশ্নের উত্তর দাও:
সঠিক হিসাবের প্রয়োজনে সম্পদকে স্থায়ী ও চলতি, এই দুই শ্রেণিতে ভাগ করা হয়। মি. সিয়াম এ বছর সম্পদ ক্রয় করেন ১,০০,০০০ টাকা। এছাড়াও তার অন্যান্য হিসাবগুলো হলো: ক্রয় ৫০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ১০,০০০ টাকা, মজুরি ১,০০০ টাকা, ক্রয় ফেরত ৫,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১৫,০০০ টাকা, বিক্রয় ৭০,০০০ টাকা, মনিহারি ৫,০০০ টাকা।

৩৫৭. মি. সিয়ামের মোট মুনাফা কত? (প্রয়োগ)
[ক] ২৬,০০০ টাকা
✅ ২৯,০০০ টাকা
[গ] ৩৯,০০০ টাকা
[ঘ] ৬১,০০০ টাকা

৩৫৮. মি. সিয়ামের মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করতে চাইলে নির্ণয় করতে হবে- (উচ্চতর দক্ষতা)
i. নিট মুনাফার হার
ii. বিনিয়োজিত মূলধনের ওপর মুনাফার হার
iii. তারল্য অনুপাত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫৯. পরিবহনকে বিক্রীত পণ্যের ব্যয় হিসেবে না দেখিয়ে পরিচালন ব্যয় হিসেবে দেখালে কোনটি অপরিবর্তিত থাকবে?
✅ নিট মুনাফা
[খ] মোট মুনাফা
[গ] সম্পত্তি
[ঘ] দায়

৩৬০. ভাড়া ও উপভাড়া সম্পর্কে সঠিক উক্তি কোনটি?
[ক] একই অর্থ বহন করে
✅ ভিন্ন অর্থ বহন করে
[গ] উভয় খরচ
[ঘ] উভয়ই প্রাপ্তি

৩৬১. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের স্বীকৃতি মাধ্যম কোনটি?
[ক] আয়-ব্যয় হিসাব
[খ] ক্রয়-বিক্রয় হিসাব
[গ] লাভ-ক্ষতি হিসাব
✅ আর্থিক অবস্থার বিবরণী

৩৬২. তরল অগ্রাধিকার পদ্ধতিতে দায় পার্শ্বে সর্বপ্রথম কোনটি দেখাতে হবে?
[ক] বকেয়া খরচ
[খ] ঋণ
✅ পাওনাদার
[ঘ] মূলধন

৩৬৩. তরল অগ্রাধিকার পদ্ধতিতে উদ্বৃত্তপত্রের সম্পত্তির দিকের প্রথম দফা কোনটি?
[ক] সুনাম
✅ নগদ তহবিল
[গ] ব্যাংক জমা
[ঘ] ইজারা সম্পত্তি

৩৬৪. নিচের কোন দায়টি সবচেয়ে দীর্ঘমেয়াদি?
[ক] ঋণ
[খ] প্রদেয় বিল
✅ মূলধন
[ঘ] ব্যাংক জমাতিরিক্ত

৩৬৫. আর্থিক অবস্থার বিবরণী মিলে যায় কেন?
✅ দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখার ফলে
[খ] একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখার ফলে
[গ] নিট লাভ সঠিকভাবে নির্ণয় করার ফলে
[ঘ] দায়-দেনার পরিমাণ জানা থাকে বলে

৩৬৬. বকেয়া ভাড়া হিসাব কী?
[ক] আয় হিসাব
[খ] সম্পদ হিসাব
[গ] ব্যয় হিসাব
✅ দায় হিসাব

৩৬৭. কোনটি দীর্ঘমেয়াদি দায়?
[ক] পাওনাদার
[খ] প্রদেয় বিল
[গ] ব্যাংক জমাতিরিক্ত ঋণ
✅ ঋণ

৩৬৮. সুনাম ও ট্রেডমার্ক কোন ধরনের সম্পদ?
[ক] চলতি
✅ অদৃশ্যমান
[গ] দৃশ্যমান
[ঘ] স্পর্শনীয়

৩৬৯. সমাপনী মজুদের বাজার মূল্য এবং ক্রয়মূল্যের মধ্যে যেটি কম সেটি লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী?
✅ রক্ষণশীলতার
[খ] বস্তুনিষ্ঠতা
[গ] ক্রয়মূল্য
[ঘ] চলমান প্রতিষ্ঠান

৩৭০. আর্থিক বিবরণী ৫টি অংশে প্রস্তুত করা হয় কোনটি অনুযায়ী?
✅ আন্তর্জাতিক হিসাব মান-০১ (ওঅঝ-০১)
[খ] আন্তর্জাতিক হিসাব মান-০২ (ওঅঝ-০২)
[গ] আন্তর্জাতিক হিসাব মান-০২ (ওঅঝ-০৩)
[ঘ] আন্তর্জাতিক হিসাব মান-০২ (ওঅঝ-০৪)

৩৭১. আর্থিক বিবরণীর উদ্দেশ্য কী?
[ক] লাভ-ক্ষতি নির্ণয়
[খ] মূলধন ও দায় নির্ণয়
[গ] লাভ-ক্ষতি ও দায় নির্ণয়
✅ আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার নির্ণয়

৩৭২. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?
[ক] আর্থিক অবস্থা
✅ আর্থিক বিবরণী
[গ] বিশদ আয় বিবরণী
[ঘ] আর্থিক অবস্থার বিবরণী

৩৭৩. বিশদ আয় বিবরণীর ইংরেজি রূপ কোনটি?
✅ Statement of comprehensive Income
[খ] Income Statement
[গ] Statement of Financial Position
[ঘ] Balance Sheet

৩৭৪. আর্থিক অবস্থার বিবরণী পূর্বে কী নামে পরিচিত ছিল?
[ক] আর্থিক বিবরণী
✅ উদ্বৃর্তপত্র
[গ] সম্পদ ও দায় বিবরণী
[ঘ] আর্থিক অবস্থার বিবরণী

৩৭৫. কোনটি প্রত্যক্ষ খরচ?
[ক] ভাড়া
✅ জাহাজ
[গ] বহি:পরিবহন
[ঘ] রপ্তানি শুল্ক

৩৭৬. কোনো নির্দিষ্ট সময়ে যে পণ্যদ্রব্র বিক্রয় হয় তার জন্য ব্যয়িত খরচের যোগফলকে কী বলা হয়?
[ক] প্রারম্ভিক মজুদ পণ্য
[খ] সমাপনী মজুদ পণ্য
✅ বিক্রীত পণ্যের মূল্য
[ঘ] মোট ব্যয়

৩৭৭. কোনো প্রতিষ্ঠানে প্রারম্ভিক মজুদ ৫০,০০০ টাকা, ক্রয় ২০,০০০ বিক্রীত পণ্যের ব্যয় ৪০,০০০ টাকা হলে সমাপনী মজুদ কত?
[ক] ২০,০০০ টাকা
[খ] ২৫,০০০ টাকা
✅ ৩০,০০০ টাকা
[ঘ] ৪০,০০০ টাকা

৩৭৮. ‘বিক্রীত পণ্যের ব্যয়’ নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে?
[ক] প্রারম্ভিক মজুদ পণ্য + নিট ক্রয় - সমাপনী মজুদ পণ্য
[খ] (মোট বিক্রয় - মোট ক্রয়) + সমাপনী মজুদ পণ্য
[গ] (প্রত্যক্ষ ব্যয় + পরোক্ষ ব্যয়) - সমাপনী মজুদ পণ্য
✅ প্রারম্ভিক মজুদ পণ্য + (নিট ক্রয় + ক্রয়সংক্রান্ত খরচ) - সমাপনী মজুদ পণ্য

৩৭৯. পণ্য ক্রয় বিক্রয়কারি প্রতিষ্ঠানে মূল পরিচালন আয় কোনটি?
[ক] প্রাপ্ত কমিশন
[খ] বাড়ি ভাড়া আয়
✅ পণ্য বিক্রয়
[ঘ] প্রাপ্ত বাট্টা

৩৮০. সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনটি সঠিক?
✅ আয়-ব্যয় = নিট মুনাফা
[খ] আয়-ব্যয় = নিট ক্ষতি
[গ] আয়-ব্যয় = মোট মুনাফা
[ঘ] আয়-ব্যয় = মোট ক্ষতি

৩৮১. কোনটি বিশ্লেষণ করে ব্যবসায়ের মুনাফা অর্জন ক্ষমতা ও কার্যকরি মূলধনের অবস্থা ইত্যাদি বিষয়ে জানা যায়?
[ক] মোট লাভ বা ক্ষতি
[খ] নিট লাভ বা ক্ষতি
[গ] খতিয়ান
✅ আর্থিক অবস্থার বিবরণী

৩৮২. প্রারম্ভিক মজুদ পণ্য ৩০,০০০ টাকা। ক্রয় ১,৫০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৩,০০০ টাকা, বিক্রয় ২,১৩,০০০ টাকা, মোট লাভ ৪০,০০০ টাকা হলে সমাপনী মজুদ পণ্য কত টাকা?
✅ ১০,০০০ টাকা
[খ] ৩০,০০০ টাকা
[গ] ৩৩,০০০ টাকা
[ঘ] ৫০,০০০ টাকা

৩৮৩. নিট বিক্রয় দেখাতে মোট বিক্রয় থেকে কোনটি বাদ দিতে হয়?
[ক] বিক্রয় কমিশন
[খ] বিক্রয় পরিবহন
✅ বিক্রয় বাট্টা
[ঘ] মোট ক্রয়মূল্য

৩৮৪. আর্থিক অবস্থার বিবরণীতে দ্বিতীয় স্তরে কী দেখানো হয়?
[ক] দেনাদার
[খ] সম্পদসমূহ
[গ] ব্যাংক
✅ দায়সমূহ

৩৮৫. ব্যবসায় প্রতিষ্ঠানকে এর মালিক থেকে সম্পূর্ণ পৃথক বিবেচনা করা হয় কোন নীতির ভিত্তিতে?
[ক] দ্বৈত সত্তার নীতি
✅ ব্যবসায়িক সত্তা নীতি
[গ] চলমান প্রতিষ্ঠান নীতি
[ঘ] রক্ষণশীলতার নীতি

৩৮৬. দীঘর্ঘমেয়াদি দায় কোনটি?
[ক] ব্যাংক জমাতিরিক্ত
✅ ঋণপত্র
[গ] প্রদেয় বিল
[ঘ] পাওনাদার

৩৮৭. নিট মুনাফা নির্ণয় বিশদ আয় বিবরণীর কততম ধাপ?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
✅ তৃতীয়
[ঘ] চতুর্থ

৩৮৮. কোনটি মূলধন থেকে বিয়োগ করা হয়?
[ক] মূল্য সংযোজন কর
✅ আয়কর
[গ] নিট মুনাফা
[ঘ] মূলধনের সুদ

৩৮৯. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণের ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে যেটি কম সেটি ধরা হয়?
[ক] সমতার নীতি
✅ রক্ষণশীলতার নীতি
[গ] স্বচ্ছতার নীতি
[ঘ] দক্ষতার নীতি

৩৯০. ‘চলমান নীতি’ অনুযায়ী ব্যবসায়ের নির্দিষ্ট কী নেই?
[ক] মুনাফা
✅ আয়ুষ্কাল
[গ] আয়
[ঘ] ব্যয়

৩৯১. কোনটি কারবারের আর্থিক অবস্থার প্রদর্শন করে?
[ক] জাবেদা
✅ আর্থিক অবস্থা বিবরণী
[গ] রেওয়ামিল
[ঘ] খতিয়ান

৩৯২. কোন নীতির আলোকে আয়-ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণিতে বিভক্ত করা হয়?
✅ চলমান প্রতিষ্ঠান নীতি
[খ] ব্যবসয়িক সত্তা নীতি
[গ] দ্বৈতসত্তার নীতি
[ঘ] রক্ষণশীলতার নীতি

৩৯৩. স্বল্পকাল স্থায়ী এবং দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য সম্পত্তিকে বলা হয়-
[ক] স্থায়ী সম্পত্তি
✅ চলতি সম্পত্তি
[গ] ক্ষণস্থায়ী সম্পত্তি
[ঘ] অদৃশ্য সম্পত্তি

৩৯৪. চলতি সম্পদ কোনটি?
✅ অব্যবহৃত মনিহারি
[খ] পাওনাদার
[গ] বকেয়া বেতন
[ঘ] ইজারা সম্পদ

৩৯৫. যন্ত্রপাতি ক্রয়কে পণ্য ক্রয় হিসেবে দেখানো হলে আয় বিবরণীতে কী প্রভাব পড়বে?
[ক] নিট আয়ে কোনো প্রভাব পড়ে না
[খ] শুধু নিট আয় কম দেখানো হবে
[গ] শুধু নিট আয় বেশি দেখানো হবে
✅ মোট আয় এবং নিট আয় উভয়ই কম দেখানো হবে

৩৯৬. কোন নীতি অনুযায়ী অনাদায়ী পাওনা সঞ্চিতিকে দেনাদার হতে বাদ দিয়ে দেখানো হয়?
[ক] চলমান প্রতিষ্ঠান
[খ] ব্যবসায় স্বত্বা
[গ] সামঞ্জস্যতা
✅ রক্ষণশীলতার

৩৯৭. আর্থিক বিবরণীর উদ্দেশ্য কী?
[ক] লাভ-ক্ষতি নির্ণয়
[খ] লাভ-ক্ষতি ও দায় নির্ণয়
✅ আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়
[ঘ] মূলধন ও দায় নির্ণয়

৩৯৮. নিট ক্রয় বের করার জন্য ক্রয় থেকে কী বাদ দিতে হবে?
✅ ক্রয় বাট্টা
[খ] ক্রয় পরিবহন
[গ] ক্রয় শুল্ক
[ঘ] প্রারম্ভিক মজুদ পণ্য

৩৯৯. সম্ভাব্য ক্ষতি কোনটি?
[ক] নিট ক্ষতি
[খ] আগুনে বিনষ্ট পণ্য
✅ অনাদায়ী পাওনা সঞ্চিতি
[ঘ] কমিশন প্রদান

৪০০. ব্যবসায়ী কখন কারবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে?
✅ নির্দিষ্ট তারিখে
[খ] মাসের শেষে
[গ] বছরের শেষে
[ঘ] নির্দিষ্ট সময়ে

৪০১. নিচের কোনটি তরল সম্পদ?
[ক] গ্রন্থ স্বত্ব
[খ] বকেয়া মজুরি
[গ] প্রদেয় বিল
✅ নগদ তহবিল

৪০২. কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?
[ক] অব্যয়
✅ সুনাম
[গ] ইজারা
[ঘ] সম্পত্তি

৪০৩. বিভিন্ন সম্পদের ব্যবস্থাপনা সহজ হবে কোনটির মাধ্যমে?
[ক] চলতি সম্পদ নির্ণয় করলে
✅ চলতি ও স্থায়ী সম্পদ আলাদাভাবে নির্ণয় করলে
[গ] দায় ও মূলধন সঠিকভাবে নির্ণয় করলে
[ঘ] উপযুক্ত খাতে নগদ অর্থ ব্যয় করলে

৪০৪. সম্ভাব্য সকল প্রকার ক্ষতি ও ব্যয়কে হিসাবভুক্ত করা কিন্তু সম্ভাব্য আয়কে হিসাবভুক্ত না করা হিসাববিজ্ঞানের কোন ধরনের নীতি?
✅ রক্ষণশীলতার নীতি
[খ] চলমান প্রতিষ্ঠান নীতি
[গ] দ্বৈত স্বত্বার নীতি
[ঘ] আয় স্বীকৃতি নীতি

৪০৫. ২৬৯অগ্রিম বিমা প্রিমিয়াম ব্যবসায়ের কী হিসাবে বিবেচিত হয়?
[ক] লাভ
[খ] দায়
[গ] আয়
✅ সম্পদ

৪০৬. বিলম্বিত বিজ্ঞাপন দেখানো হবে-
i. বিশদ আয় বিবরণীতে বিজ্ঞাপন হতে বাদ দিয়ে
ii. আর্থিক অবস্থার বিবরণীর দায়ের দিকে
iii. আর্থিক অবস্থার বিবরণীর সম্পদের সাথে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০৭. পরোক্ষ খরচ হলো-
i. কারবারি খরচ
ii. নিরীক্ষা খরচ
iii. বিমা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪০৮. অপরিচালন আয়ের উদাহরণ-
i. স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা
ii. ব্যাংক জমাতিরিক্তের সুদ
iii. উপভাড়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০৯. একটি নির্দিষ্ট সময়ান্তে ব্যবসায়ী অবশ্যই জানা প্রয়োজন-
i. ব্যবসায়ের লাভ-লোকসান
ii. ব্যবসায়ের আর্থিক অবস্থা
iii. ব্যবসায়ের কারবারি বাট্টার পরিমাণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১০. আর্থিক অবস্থার বিবরণীর সহায়তা করে-
i. ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে
ii. দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি দায় নির্ণয়ে
iii. মালিকের মূলধনের পরিমাণ জানতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪১১. আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে জানা যায়-
i. স্থায়ী ও চলতি সম্পদ
ii. দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি দায়
iii. মালিকানা স্বত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪১২. হিসাবকাল শেষে গুড়ামে যে পণ্য থাকে তাকে বলা হয়-
i. প্রারম্ভিক মজুদ পণ্য
ii. সমাপনী মজুদ পণ্য
iii. অবিক্রীত পণ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১৩. বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয়-
i. মুনাফা জাতীয় লেনদেন
ii. মূলধন জাতীয় লেনদেন
iii. আয় ব্যয় জাতীয় লেনদেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১৪. প্রত্যক্ষ কাঁচামাল-
i. আসবাবপত্রের জন্য শিরিষ কাগজ
ii. কাপড়ের জন্য সুতা
iii. আসবাবপত্রের জন্য কাঠ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১৫. একই শ্রেণির হিসাব-
i. ঋণের সুদ হিসাব
ii. ঋণ হিসাব
iii. বিজ্ঞাপন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪১৬ ও ৪১৭ নং প্রশ্নের উত্তর দাও:

১ মার্চ ২০১৮ তারিখে মিম এন্টারপ্রাইজ নগদ ১০,০০০ টাকা; আসবাবপত্র ২০,০০০ টাকা এবং ৫,০০০ টাকার পাওনাদার নিয়ে ব্যবসায়ে আরম্ভ করলেন।

৪১৬. মিম এন্টারপ্রাইজের মূলধনের পরিমাণ কত?
✅ ২৫,০০০ টাকা
[খ] ৩০,০০০ টাকা
[গ] ৩৫,০০০ টাকা
[ঘ] ৪০,০০০ টাকা

৪১৭. উদ্দীপকের ২০,০০০ টাকা দ্বারা মিম এন্টারপ্রাইজের ব্যবসায়ে কী বৃদ্ধি পাবে?
[ক] চলতি দায়
[খ] দীর্ঘমেয়াদি দায়
[গ] চলতি সম্পদ
✅ স্থায়ী সম্পদ

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪১৮ ও ৪১৯ নং প্রশ্নের উত্তর দাও:
মি. আশিকের ব্যবসায় দেনাদার ৯৫,০০০ টাকা; ধারে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা।

৪১৮. বছর শেষে দেনাদারের পরিমাণ কত হবে?
[ক] ১০,০০০ টাকা
[খ] ৯০,০০০ টাকা
[গ] ৯৫,০০০ টাকা
✅ ১,০৫,০০০ টাকা

৪১৯. মি. আশিক যদি ২% অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করেন তাহলে তার ব্যবসায়ের-
i. অনাদায়ী পাওনা সঞ্চিতি ২,১০০ টাকা
ii. দেনাদার হবে ১,০২,৯০০ টাকা
iii. দেনাদার হবে ১,০৫,৫০০ টাকা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২০ ও ৪২১নং প্রশ্নের উত্তর দাও:
মেসার্স টনি এন্টারপ্রাইজ তার প্রতিষ্ঠানের জন্য ৩,৩০,০০০ টাকা মূল্যের মেশিনারিজ ক্রয় করেন যার উপর বছর শেষে ১০% অবচয় ধার্য করা হয়।

৪২০. বছর শেষে টনি এন্টারপ্রাইজের মেশিনারিজের নিট মূল্য কত হবে?
[ক] ৩৩,০০০ টাকা
[খ] ২,৬৬,০০০ টাকা
✅ ২,৯৭,০০০ টাকা
[ঘ] ৩,৩০,০০০ টাকা

৪২১. টনি এন্টারপ্রাইজের ১০% অবচয় অন্তর্ভুক্তির ফলে ব্যবসায়ে কী প্রভাব পড়বে?
[ক] মোট লাভ বৃদ্ধি
[খ] মোট লাভ হ্রাস
[গ] নিট লাভ বৃদ্ধি
✅ নিট লাভ হ্রাস

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২২ ও ৪২৩ নং প্রশ্নের উত্তর দাও:
ব্যবসায়বিক্রয়বিক্রীত পণ্যের ব্যয়পরিচালন ব্যয়মোট লাভ/ক্ষতিনিট লাভ/ক্ষতি
ক১০,০০০৩,০০০২,০০০
খ২০,০০০২,০০০৫,০০০

৪২২. ‘ক’ ব্যবসায়ের বিক্রয় কত?
[ক] ১২,০০০
✅ ১৩,০০০
[গ] ১৪,০০০
[ঘ] ১৫,০০০

৪২৩. ‘খ’ ব্যবসায়ের নিট লাভ বা নিট ক্ষতি কত?
[ক] নিট লাভ ২,০০০
✅ নিট লাভ ৩,০০০
[গ] নিট ক্ষতি ৩,০০০
[ঘ] নিট ক্ষতি ৫,০০০

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২৪ ও ৪২৫ নং প্রশ্নের উত্তর দাও:
দেনাদার ২০,০০০ টাকা, নতুন কুঋণ ৩,০০০ টাকা, সঞ্চিতি ৫%, বাট্টা সঞ্চিতি ২%।

৪২৪. বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?
[ক] ৪০৫
[খ] ৪৫০
✅ ৩২৩
[ঘ] ২৩৩

৪২৫. প্রকৃত দেনাদারের পরিমাণ কত?
[ক] ২০,০০০
[খ] ১৭,০০০
✅ ১৫,৮২৭
[ঘ] ১৬,১৫০
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide