৯ম-১০ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
নবম অধ্যায়
Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-09
History of Bangladesh and World Civilization
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন
১. “সম্বাদ কৌমুদী” পত্রিকার প্রকাশক কে ছিলেন?
[ক] মাইকেল মধুসূদন দত্ত
[খ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✅ রাজা রামমোহন রায়
[ঘ] হাজী শরীয়তউল্লাহ
২. ফকির-সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে অবতীর্ণ হয়, কারণ ইংরেজরা-
i. তাদেরকে ডাকাত-দস্যু মনে করত
ii. তীর্থস্থান দর্শনের উপর করারোপ করত
iii. তাদের চলাফেরায় বাধার সৃষ্টি করত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
সচেতন ও ধর্মীয় সুশিক্ষিত লোকের অভাবে রসুলপুর গ্রামের লোকজন নানারকম কুসংস্কার ও অনৈসলামিক রীতিনীতিতে অভ্যস্ত হয়ে পড়ে। কুসংস্কারাচ্ছন্ন এ অঞ্চলের মানুষদের সঠিক পথের সন্ধান দিতে এগিয়ে আসেন আব্দুল্লাহ নামক একজন সচেতন ব্যক্তি।
৩. কোন ব্যক্তির জীবনের শিক্ষা কাজে লাগিয়ে আব্দুল্লাহ কুসংস্কারমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসেন?
✅ হাজী শরীয়তউল্লাহ
[খ] দুদু মিয়া
[গ] তিতুমীর
[ঘ] গোলাম মাসুম
৪. উক্ত ব্যক্তির আন্দোলনের ধরন ছিল-
i. সামাজিক
ii. ধর্মীয়
iii. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. রেঁনেসা শব্দের অর্থ কি? (সকল বোর্ড - ২০১৬)
[ক] জাগরণ
✅ নবজাগরণ
[গ] সংগ্রাম
[ঘ] গণঅভ্যুত্থান
২. হাজী শরীয়তউল্লাহ ইংরেজ রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন; কারণ- (সকল বোর্ড - ২০১৬)
[ক] দেশ দখলকারী
[খ] আধিপত্য বিস্তারকারী
✅ স্বাধীনতা হরণকারী
[ঘ] প্রজা নির্যাতনকারী
৩. সন্ন্যাসীদের নেতার নাম কী ছিল? (সকল বোর্ড - ২০১৫)
[ক] মজনু শাহ
✅ ভবানী পাঠক
[গ] চেরাগ আলী শাহ
[ঘ] মাদার বক্শ
৪. কত শতকের শেষার্ধে ফকির-সন্ন্যাসী আন্দোলন শুরু হয়? (পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর)
[ক] সতরো
✅ আঠারো
[গ] উনিশ
[ঘ] বিশ
৫. মজনু শাহ কত খ্রিষ্টাব্দে ইংরেজবিরোধী তৎপরতা শুরু করেন? (মকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ)
[ক] ১৭৫০
[খ] ১৭৬০
✅ ১৭৭১
[ঘ] ১৭৮৬
৬. ফকির-সন্ন্যাসীরা কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে করত? (বি. কে. জি. সি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ)
[ক] সরাসরি
[খ] বোমা নিক্ষেপের দ্বারা
✅ গেরিলা পদ্ধতিতে
[ঘ] দলগতভাবে
৭. মজনু শাহ কখন মৃত্যুবরণ করেন? (সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, খুলনা)
[ক] ১৭৮৪ খ্রিষ্টাব্দে
[খ] ১৭৮৫ খ্রিষ্টাব্দে
[গ] ১৭৮৬ খ্রিষ্টাব্দে
✅ ১৭৮৭ খ্রিষ্টাব্দে
৮. তিতুমীরের আসল নাম কী? (পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবঃ স্কুল এন্ড কলেজ, বগুড়া)
✅ মীর নিসার আলী
[খ] মীর আমির আলী
[গ] মীর সাহেব আলী
[ঘ] মীর আব্দুল আলী
৯. বাংলায় ওয়াহাবিরা কার নেতৃত্বে সংগঠিত হয়? (মকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ)
[ক] শরীয়তউল্লাহ
[খ] আবদুল লতিফ
✅ তিতুমীর
[ঘ] আমীর আলি
১০. তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন কীভাবে? (রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] সামাজিক সংস্কারের মাধ্যমে
[খ] রাজনৈতিক মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়ে
✅ ধর্মীয় সংস্কারের মাধ্যমে
[ঘ] কৃষকদের জোরপূর্বক আন্দোলনে বাধ্য করে
১১. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? (পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়)
[ক] বারাসতে
✅ নারিকেলবাড়িয়ায়
[গ] হুগলিতে
[ঘ] নদীয়ায়
১২. কার নেতৃত্বে ইংরেজরা নারিকেলবাড়ীয়া বাঁশের কেল্লা আক্রমণ করেন? (মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ)
✅ মেজর স্কট
[খ] আলেকজান্ডার
[গ] লে. ব্রেনান
[ঘ] ব্রায়ান
১৩. নীল চাষে কৃষকেরা রাজি না হলে কী করা হতো? (পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বগুড়া)
[ক] মামলা
[খ] মকদ্দমা
[গ] যুদ্ধ
✅ অত্যাচার
১৪. নীল চাষিরা কত খ্রিষ্টাব্দে প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়ে? (বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ১৮৪৯
✅ ১৮৫৯
[গ] ১৮৬৯
[ঘ] ১৮৭৯
১৫. ১৮৫৯ খ্রিষ্টাব্দে কৃষকরা কিসের চাষ না করার পক্ষে দৃঢ় অবস্থান নেয়? (বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ধান
[খ] পাট
[গ] তামাক
✅ নীল
১৬. বাংলার নীল বিদ্রোহের অন্যতম প্রকৃতি ছিল কোনটি? (সেন্ট ফ্রান্সিসে জেভিয়ার্স হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা)
[ক] সশস্ত্র বিদ্রোহ
[খ] সেনাবাহিনীর বিদ্রোহ
[গ] ফকিরদের বিদ্রোহ
✅ কৃষক বিদ্রোহ
১৭. ‘নীলদর্পণ’ নাটকটি কার লেখা? (পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর)
[ক] রবীন্দ্রনাথ ঠাকুরের
✅ দীনবন্ধু মিত্রের
[গ] রতিলাল রায়ের
[ঘ] দীনেশ মুখার্জীর
১৮. ব্রিটিশ সরকার কত খ্রিষ্টাব্দে ইন্ডিগো কমিশন গঠন করেন? (বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা)
[ক] ১৮৫৯
[খ] ১৮৬০
✅ ১৮৬১
[ঘ] ১৮৬২
১৯. কত খ্রিষ্টাব্দে কৃত্রিম নীল আবিষ্কৃত হয়? (রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, রাজশাহী)
[ক] ১৮৮২
✅ ১৮৯২
[গ] ১৯০২
[ঘ] ১৯১২
২০. যারা ফরজ পালন করে তাদেরকে বলা হতো? (আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা)
[ক] খারিজি
[খ] জাবারি
✅ ফরায়েজি
[ঘ] মুরাজিয়া
২১. হাজী শরীয়ত উল্লাহ ভারতবর্ষকে দারুল হারব বলার কারণ কী? (মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ)
[ক] তিনি ইংরেজ রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন
[খ] বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে সরে গিয়েছিল
✅ বাংলার সংস্কৃতিতে বিধর্মী ও বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছিল
[ঘ] বাংলায় ব্রিটিশদের প্রভাব বৃদ্ধি পেয়েছিল
২২. জালালউদ্দিন মোল্লা কার আমলের লাঠিয়াল ছিলেন? (বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] দুদু মিয়া
[খ] তিতুমীর
✅ শরীয়তউল্লাহ
[ঘ] সৈয়দ আহমদ
২৩. দুদু মিয়া কখন মৃত্যুবরণ করেন কত? (পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বগুড়া)
[ক] ১৮৬০ খ্রিষ্টাব্দে
[খ] ১৮৬১ খ্রিষ্টাব্দে
✅ ১৮৬২ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৮৬৩ খ্রিষ্টাব্দে
২৪. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় কখন? (সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, খুলনা)
[ক] ১৮২৬ খ্রিষ্টাব্দে
[খ] ১৮২৭ খ্রিষ্টাব্দে
✅ ১৮২৮ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৮২৯ খ্রিষ্টাব্দে
২৫. ইয়াং বেঙ্গল আন্দোলনকারীদের অন্যতম উদ্দেশ্য ছিল কোনটি? (পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর)
[ক] ব্রিটিশদের ব্যবসায়ে সহায়তা
[খ] জাতীয়তা আন্দোলন
✅ ভারতীয়দের স্বার্থরক্ষা
[ঘ] সম্মান অর্জন করা
২৬. ‘পার্থেনন’ কী? (আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর)
✅ ইংরেজি সাপ্তাহিক পত্রিকা
[খ] ম্যাগাজিন
[গ] দৈনিক পত্রিকা
[ঘ] ষান্মাসিক পত্রিকা
২৭. হাজী মুহম্মদ মহসীন হুগলিতে কয়টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? (সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, খুলনা)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪
২৮. মোহামেডান লিটারেরি সোসাইটি কখন প্রতিষ্ঠিত হয়? (পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বগুড়া)
[ক] ১৮৬১ খ্রিষ্টাব্দে
[খ] ১৮৬২ খ্রিষ্টাব্দে
✅ ১৮৬৩ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৮৬৪ খ্রিষ্টাব্দে
২৯. নওয়াব আব্দুল লতিফের অন্যতম কৃতিত্ব কোনটি? (বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম)
[ক] দানশীলতা
✅ মুসলিম সাহিত্য সমাজ
[গ] ডাক বিভাগের সংস্কার
[ঘ] মুদ্রা প্রবর্তন
৩০. ‘The spirit of Islam’-এর লেখক কে? (এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ)
✅ সৈয়দ আমীর আলী
[খ] ঈশ্চরচন্দ্র বিদ্যাসাগর
[গ] রাজা রামমোহন রায়
[ঘ] হাজী শরীয়তউল্লাহ
৩১. যুথি ‘A Short History of the Saracens’ গ্রন্থের লেখকের কথা বলে, যুথি কোন লেখকের নাম উল্লেখ করে? (বিএএফ শাহীন কলেজ, চটগ্রাম)
✅ সৈয়দ আমীর আলী
[খ] রাজা রামমোহন রায়
[গ] নওয়াব আব্দুল লতিফ
[ঘ] হাজী শরীয়তউল্লাহ
৩২. বেগম রোকেয়ার সময় মেয়েরা কেমন ছিল? (পল্লী-উন্নয়ন একাডেমি ল্যাবঃ, স্কুল এন্ড কলেজ, বগুড়া)
[ক] উগ্র
[খ] লাজুক
[গ] বেহায়া
✅ খুবই পর্দানশীল
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৩. রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয়, কারণ তিনি- (সকল বোর্ড - ২০১৫)
i. সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক শিক্ষার প্রতি গুরুত্ব দেন
ii. কুসংস্কারমুক্ত সমাজ গঠনে কাজ করেন
iii. বৃটেন থেকে ভারতের জনগণকে আধুনিক চিন্তার পরামর্শ দেন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৪. ফকির সন্ন্যাসী দলের নেতা হিসেবে পরিচিত- (এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ)
i. মজনু শাহ
ii. ভবানী পাঠক
iii. তিতুমীর
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫. ব্রিটেনে নীলের চাহিদা বৃদ্ধি পায়- (ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা)
i. শিল্পের উন্নতির জন্য
ii. কাপড়ে রং করার জন্য
iii. রপ্তানি করার জন্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[গ] i, ii ও iii
i. লাভজনক ব্যবসা
ii. নীলের চাহিদা প্রচুর
iii. কৃষকদের প্রচুর লাভের জন্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[গ] i, ii ও iii
৩৭. ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে- (বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম)
i. দুদু মিয়ার মৃত্যুর পর
ii. যোগ্য নেতৃত্বের অভাব
iii. ইংরেজদের কঠোর শাসনের ফলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৮. রাজা রামমোহন রায়-এর অন্যতম অবদান হচ্ছে- (বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা)
i. বাল্যবিবাহ রোধের প্রচেষ্টা
ii. একেশ্বরবাদী চিন্তা প্রতিষ্ঠার চেষ্টা
iii. সতীদাহ প্রথা রোধে প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৯. ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রকৃতি ছিল- (বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও ঢাকা)
i. ব্রিটিশবিরোধী
ii. গোঁড়া ধর্মীয় বিরোধী
iii. আধুনিক মনোভাবসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪০. বেগম রোকেয়া নারীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন- (পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়)
i. নারী শিক্ষার পথ উন্মোচন করে
ii. নারীদের নিয়ে লেখালেখি করে
iii. নারীর অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও :
হাসনাবানু রসুলপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ঐ সময়ে পর্দা প্রথার জন্য মুসলিম নারীরা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে ছিল। তিনি নিজ উদ্যোগে শিক্ষা লাভ করেন এবং নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন।
(সকল বোর্ড - ২০১৫)
৪১. হাসনাবানুর চরিত্রে তোমার পাঠ্য বইয়ের কোন নারীর বৈশিষ্ট্য বিদ্যমান?
[ক] ফয়জুন্নেসা
[খ] শামসুন্নাহার
✅ বেগম রোকেয়া
[ঘ] মুন্নুজান
৪২. উক্ত নারীর প্রচেষ্টায় মুসলিম সমাজে কী পরিবর্তন আসে?
✅ নারী শিক্ষার প্রসার ঘটে
[খ] নারীর অধিকার প্রতিষ্ঠিত হয় না
[গ] নারীর অবস্থার অবনতি হয়
[ঘ] পর্দাপ্রথা দূরীভূত হয়
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৩ ও ৪৪ প্রশ্নের উত্তর দাও :
ভৌমিক স্যার ক্লাসে আধুনিক ভারতের রূপকার সম্পর্কে বলেন যে, এই মহান ব্যক্তি তৎকালীন সমাজের সামাজিক ও রাজনেতিক গতিধারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি নিজের চিন্তাধারার আলোকে নতুন সমাজ গঠনে প্রয়াসী হন। এছাড়াও তিনি সতীদাহ, বাল্যবিবাহ ও ‘কৌলীন্য প্রথা’ রোধে প্রচেষ্টা চালান। (সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা)
৪৩. অনুচ্ছেদের এই মহান ব্যক্তির সাথে কার মিল বিদ্যমান?
[ক] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[খ] অক্ষয়কুমার মিত্র
✅ রাজা রামমোহন রায়
[ঘ] রবীন্দ্রনাথ ঠাকুর
৪৪. এ মহান ব্যক্তির অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে-
i. ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ
ii. অগাধ পাণ্ডিত্যের অধিকারী
iii. বিভিন্ন কুসংস্কার দূরীকরণের প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ০০
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৫. ইউরোপীয় বণিকরা বাংলায় এসে প্রথম কী ধ্বংস করেছিল? (জ্ঞান)
[ক] ঘরবাড়ি
[খ] ছাপাখানা
✅ কুটিরশিল্প
[ঘ] বস্ত্রশিল্প
৪৬. কখন বাংলার আর্থসামাজিক রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইতে থাকে? (জ্ঞান)
[ক] পনেরো-ষোলো শতকে
[খ] ষোলো-সতেরো শতকে
[গ] সতেরো-আঠারো শতকে
✅ আঠারো-উনিশ শতকে
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৭. বাংলায় সন্ধ্যার আসর জমে উঠত- (অনুধাবন)
i. জারি গানে
ii. কীর্তনে
iii. যাত্রাপালায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৮. পনেরো শতকের শেষদিকে ইউরোপীয় বণিক সম্প্রদায়ের আগ্রাসী আগমন ধীরে ধীরে কেড়ে নিতে থাকে বাংলার কৃষকদের- (অনুধাবন)
i. মুখের হাসি
ii. আনন্দ উৎসব
iii. অন্নবস্ত্র
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৯. বাংলার আর্থ-সামাজিক রাজনীতিতে প্রথম পরিবর্তন সূচনা করে- (অনুধাবন)
i. বাংলার কৃষক
ii. সাধারণ মানুষ
iii. ইউরোপীয় বনিক
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
💘 ফকির সন্ন্যাসী আন্দোলন 📕 বোর্ড বই, পৃষ্ঠা-১১১
⚛ ফকির-সন্ন্যাসীরা জীবিকা নির্বাহ করত- ভিক্ষাবৃত্তি বা মুষ্টি সংগ্রহের মাধ্যমে।
⚛ বিদ্রোহী ফকির দলের নেতার নাম ছিল- মজনু শাহ।
⚛ সন্ন্যাসী নেতার নাম ছিল- ভবানী পাঠক।
⚛ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে- ১৭৬০ খ্রিষ্টাব্দে।
⚛ মজনু শাহ সারা উত্তর বাংলায় ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করেন- ১৭৭১ খ্রিষ্টাব্দে।
⚛ ফকির নেতা মজনু শাহ যুদ্ধ কৌশল ছিল- গেরিলা।
⚛ সন্ন্যাসী বিদ্রোহের অবসান ঘটে সন্ন্যাসী নেতা- ভবানী পাঠকের মৃত্যুতে।
⚛ ব্রিটিশরা ফকির-সন্ন্যাসীদের ডাকত- ডাকাত দস্যু বলে।
⚛ ইংরেজদের সঙ্গে যুদ্ধে নবাব মীর কাশিম সাহায্য চান- ফকির সন্ন্যাসীদের।
⚛ ফকির-সন্ন্যাসীরা নিরাপত্তার জন্য সঙ্গে রাখত- হালকা অস্ত্র।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫০. ফকির-সন্ন্যাসীদের আন্দোলন মূলত কী ধরনের আন্দোলন ছিল? (জ্ঞান)
[ক] ওলন্দাজবিরোধী
[খ] পর্তুগিজবিরোধী
✅ ব্রিটিশবিরোধী
[ঘ] ডাচবিরোধী
৫১. মীরকাশিম কাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ফকির-সন্ন্যাসীদের সাহায্য চেয়েছিলেন? (জ্ঞান)
[ক] ফরাসি
[খ] পর্তুগিজ
[গ] ওলন্দাজ
✅ ইংরেজ
৫২. ফকির-সন্ন্যাসীরা কার পক্ষ নিয়ে ইংরেজদের বিপক্ষে যুদ্ধ করেছিলেন? (জ্ঞান)
[ক] মীরজাফর
[খ] শওকত জং
✅ মীরকাশিম
[ঘ] নবাব সিরাজউদ্দৌলা
৫৩. ব্রিটিশ বিরোধী যুদ্ধে মীরকাশিম পরাজিত হয়ে পালিয়ে গেলেও কারা যুদ্ধ চালিয়ে যেতে থাকে? (প্রয়োগ)
[ক] ইংরেজরা
✅ ফকির-সন্ন্যাসীরা
[গ] নবাবরা
[ঘ] তিতুমীর বাহিনীরা
৫৪. ইংরেজরা ফকির-সন্ন্যাসীদের প্রতি কড়া নজর রেখেছিল কেন? (অনুধাবন)
✅ নবাবকে সাহায্য করার জন্য
[খ] বাণিজ্য করার জন্য
[গ] তারা শক্তিশালী হয়ে উঠেছিল বলে
[ঘ] ভারী অস্ত্র ব্যবহার করত বলে
৫৫. ফকির-সন্ন্যাসীরা কীভাবে জীবিকা নির্বাহ করত? (অনুধাবন)
[ক] কৃষিকাজ করে
[খ] ব্যবসা করে
✅ ভিক্ষাবৃত্তি করে
[ঘ] পশুপালন করে
৫৬. ফকির-সন্ন্যাসীরা মূলত কোন শ্রেণির ছিল? (অনুধাবন)
✅ যাযাবর
[খ] কৃষক
[গ] ব্যবসায়ী
[ঘ] ক্ষত্রিয়
৫৭. ফকির-সন্ন্যাসীরা নিজেদের নিরাপত্তার জন্য তাদের কাছে কী রাখত? (জ্ঞান)
[ক] ভারী অস্ত্র
✅ হালকা অস্ত্র
[গ] রাসায়নিক পদার্থ
[ঘ] মারণাস্ত্র
৫৮. বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত কারা স্বাধীন ও মুক্ত ছিল? (অনধাবন)
✅ ফকির-সন্ন্যাসী
[খ] বাংলার কৃষক
[গ] তিতুমীর বাহিনী
[ঘ] ইংরেজজাতি
৫৯. ইংরেজ সরকার ফকির-সন্ন্যাসীদের কী বলে আখ্যায়িত করেছিল? (জ্ঞান)
[ক] ব্যবসায়ী
✅ ডাকাত-দস্যু
[গ] আদর্শ কৃষক
[ঘ] সমাজসেবক
৬০. বিদ্রোহী ফকির দলের নেতার নাম কী ছিল? (জ্ঞান)
[ক] মীরকাশিম
[খ] মাদার বকস
✅ মজনু শাহ
[ঘ] ভবানী পাঠক
৬১. ফকির-সন্ন্যাসীরা কত খ্রিষ্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন? (জ্ঞান)
[ক] ১৭৫৮
[খ] ১৭৫৯
✅ ১৭৬০
[ঘ] ১৭৬১
৬২. ইংরেজদের সাথে ফকির-সন্ন্যাসীদের সম্পর্ক কেমন ছিল? (জ্ঞান)
[ক] সহযোগিতামূলক
✅ সংঘর্ষমূলক
[গ] বন্ধুত্বপূর্ণ
[ঘ] নিবিড়
৬৩. ফকির-সন্ন্যাসীরা চূড়ান্তভাবে পরাজিত হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
✅ ১৮০০
[খ] ১৮০১
[গ] ১৮০২
[ঘ] ১৮০৩
৬৪. ভবানী পাঠক নিহত হন কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৭৮০
[খ] ১৭৮১
✅ ১৭৮৭
[ঘ] ১৭৮৮
৬৫. কার মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ন্যাসী আন্দোলনের অবসান ঘটে? (জ্ঞান)
[ক] মজনু শাহ
[খ] তিতুমীর
✅ ভবানী পাঠক
[ঘ] আব্দুল ওহাব
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৬. ফকির-সন্ন্যাসীরা- (অনুধাবন)
i. ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত
ii. তীর্থস্থান দর্শন করত
iii. নিজেদের নিরাপত্তার জন্য হালকা অস্ত্র ব্যবহার করত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬৭. ফকির-সন্ন্যাসীদের আক্রমণের মূল লক্ষ্য ছিল- (অনুধাবন)
i. সরকারি কুঠি
ii. জমিদারদের কাছারি
iii. নায়েব-গোমস্তাদের বাড়ি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬৮. ফকির মজনু শাহ যেসব জেলায় ইংরেজদের সাথে সংঘর্ষে লিপ্ত হন- (অনুধাবন)
i. রংপুর
ii. রাজশাহী
iii. দিনাজপুর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬৯. মজনু শাহের মৃত্যুর পর ফকির আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন- (অনুধাবন)
i. মুসা শাহ
ii. সোবান শাহ
iii. চেরাগ আলী শাহ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭০ ও ৭১ নং প্রশ্নের উত্তর দাও :
সুন্দরবনের মৌয়ালরা সম্মিলিতভাবে একটি শিল্পগোষ্ঠী গড়ে তোলে। নিজেদের নিরাপত্তার জন্য তারা বিভিন্ন ধরনের অস্ত্র সাথে রাখত। মাঝে মধ্যে লোকালয় নাচগানের আয়োজন করত। কিন্তু প্রশাসন তাদের অস্ত্র রাখা অবৈধ ঘোষণা করলে উক্ত শিল্পগোষ্ঠী নিজের স্বার্থ রক্ষার্থে প্রশাসনের বিরুদ্ধে এক সংঘর্ষে লিপ্ত হয়।
৭০. উদ্দীপকের ঘটনা ব্রিটিশ শাসনামলের ঐতিহাসিক কোন ঘটনা মনে করিয়ে দেয়? (প্রয়োগ)
[ক] তিতুমীরের সংগ্রাম
[খ] ফরায়জি আন্দোলন
✅ ফকির-সন্ন্যাসী আন্দোলন
[ঘ] নীল বিদ্রোহ
৭১. উদ্দীপকের মৌয়াল দ্বারা প্রকাশিত ঐতিহাসিক ব্যাক্তিদের কর্মকাণ্ড ছিল- (উচ্চতর দক্ষতা)
i. ভিক্ষাবৃত্তি
ii. ঘুরে বেড়ানো
iii. মুষ্টি সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💘 তিতুমীরের সংগ্রাম 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১১
⚛ তিতুমীরের আসল নাম- মীর নিসার আলী।
⚛ চব্বিশ পরগনা জেলার বারাসত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন- তিতুমীর।
⚛ তিতুমীর ধর্মসংস্কারের কাজে আত্মনিয়োগ করেন- ১৮২৭ খ্রিষ্টাব্দে।
⚛ বাংলার ওয়াহাবিরা সংগঠিত হয়েছিল- তিতুমীরের নেতৃত্বে।
⚛ তিতুমীরের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম- তরিকায়ে মুহাম্মাদিয়া।
⚛ তিতুমীর তার বাশের কেল্লা নির্মাণ করেন- নারিকেলবাড়িয়া গ্রামে।
⚛ সুদক্ষ ও শক্তিশালী লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন- গোলাম মাসুমের নেতৃত্বে।
⚛ তিতুমীরের ধর্মসংস্কার আন্দোলন একপর্যায়ে রূপ নেয়- কৃষক আন্দোলনে।
⚛ তিতুমীরের বাঁশের কেল্লা আক্রমণে নেতৃত্ব দেন- মেজর স্কট।
⚛ ইংরেজদের সাথে বীরের মতো লড়াই করে নিহত হন- তিতুমীর।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭২. তিতুমীর কত খ্রিষ্টাব্দে নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? (জ্ঞান)
[ক] ১৮৩০
✅ ১৮৩১
[গ] ১৮৩২
[ঘ] ১৮৩৩
৭৩. কোন শতকে ভারতবর্ষে মুসলমান সমাজে এক ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল? (জ্ঞান)
[ক] সতেরো
[খ] আঠারো
✅ উনিশ
[ঘ] বিশ
৭৪. উনিশ শতকে ভারতে মুসলমান সমাজে কোন ধরনের আন্দোলনের সূত্রপাত হয়েছিল? (জ্ঞান)
[ক] রাজনৈতিক আন্দোলন
[খ] সামাজিক আন্দোলন
✅ ধর্মীয় সংস্কার আন্দোলন
[ঘ] অর্থনৈতিক আন্দোলন
৭৫. উনিশ শতকে বাংলায় কতটি ধারায় আন্দোলন প্রবাহিত ছিল? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার
৭৬. ওয়াহাবি ও ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? (জ্ঞান)
[ক] আর্থসামাজিক সক্ষমতা অর্জন করা
[খ] অর্থনৈতিক মুক্তি ত্বরান্বিত করা
✅ ধর্মীয় সামাজিক কুসংস্কার দূর করা
[ঘ] অত্যাচার থেকে মুক্তি লাভ করা
৭৭. উত্তর ভারতের কোন আন্দোলন সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিল? (জ্ঞান)
[ক] ফরায়েজি আন্দোলন
✅ তরিকায়ে মুহাম্মদীয়া আন্দোলন
[গ] ব্রিটিশবিরোধী আন্দোলন
[ঘ] ফকির সন্ন্যাসী আন্দোলন
৭৮. হজ শেষে তিতুমীর কত খ্রিষ্টাব্দে দেশে ফিরে আসেন? (জ্ঞান)
[ক] ১৮২৫
[খ] ১৮২৬
✅ ১৮২৭
[ঘ] ১৮২৮
৭৯. তিতুমীরের আন্দোলনের সময় জমিদাররা কোন ধর্মাবলম্বী প্রজাদের ওপর নির্যাতন চালাত? (জ্ঞান)
[ক] হিন্দু
✅ মুসলমান
[গ] শিখ
[ঘ] বৌদ্ধ
৮০. লাঠিয়াল বাহিনীর নেতৃত্বে কে ছিলেন? (জ্ঞান)
[ক] গোলাম আযম
[খ] মীর কাশিম
✅ গোলাম মাসুম
[ঘ] তিতুমীর
৮১. তিতুমীরের ধর্মীয় সংস্কার আন্দোলনের পক্ষে কারা জোরালো ভূমিকা পালন করেন? (জ্ঞান)
[ক] তাঁতি
✅ কৃষক
[গ] জমিদার
[ঘ] ফকির
৮২. তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কেন? (অনুধাবন)
[ক] নিজে নিরাপদ থাকার জন্য
[খ] কৃষকদের নিরাপদ রাখার জন্য
✅ সশস্ত্র সংগ্রাম করার জন্য
[ঘ] বিদ্রোহ দুর্দমনীয় করার জন্য
৮৩. কার নেতৃত্বের লড়াইয়ে তিতুমীর নিহত হন? (জ্ঞান)
[ক] লর্ড ক্লাইভ
✅ মেজর স্কট
[গ] ডিরোজিও
[ঘ] ব্রেনান
৮৪. তিতুমীর কত খ্রিষ্টাব্দে নিহত হন? (জ্ঞান)
[ক] ১৫৩১
[খ] ১৬৩১
[গ] ১৭৩১
✅ ১৮৩১
৮৫. ইংরেজদের গোলার আঘাতে বাঁশের কেল্লার কী অবস্থা হয়? (অনুধাবন)
✅ উড়ে যায়
[খ] কেঁপে ওঠে
[গ] নড়ে যায়
[ঘ] ভেঙে পড়ে
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৬. তিতুমীরের ধর্মীয় সংস্কার আন্দোলনের সময় বাংলায় যেসব ধারা প্রবহমান ছিল- (অনুধাবন)
i. ওয়াহাবি
ii. ফরায়েজি
iii. ইয়াহুদি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৭. তিতুমীর- (অনুধাবন)
i. মক্কা শরিফে হজ করেন
ii. তরিকায়ে মুহাম্মদীয়া আন্দোলন পরিচালনা করেন
iii. ইংরেজ কর্তৃক বাংলার মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💘 নীল বিদ্রোহ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১২
⚛ ইংরেজরা বাংলাদেশের উর্বর জমিকে বেছে নেয়- নীল চাষে।
⚛ ইংরেজরা এদেশের শাসকে পরিণত হয়- উপমহাদেশের শাসকদের দুর্বলতার কারণে।
⚛ উপমহাদেশে ইংরেজদের বাণিজ্যিক ফসল ছিল- নীল চাষ।
⚛ নীল চাষিরা বিদ্রোহে ফেটে পড়ে- ১৮৫৯ খ্রিষ্টাব্দে।
⚛ যশোরে নীল বিদ্রোহের নেতৃত্ব দেন- নবীন মাধব ও বেনি মাধব।
⚛ ‘নীলদর্পণ’ নাটকটির রচয়িতা হলেন- দীনবন্ধু মিত্র।
⚛ নীল বিদ্রোহে জয়লাভ করে- বাংলার কৃষকগণ।
⚛ ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন যা নীল কমিশন গঠন করে- ১৮৬১ খ্রিষ্টাব্দে।
⚛ ১৮৯২ খ্রিষ্টাব্দে এদেশে নীল চাষ পুরোপুরি বন্ধ হয়ে যায়- কৃত্রিম নীল আবিষ্কৃত হয়ে।
⚛ বাংলাদেশে নীল চাষ শুরু হয়- ১৭৭০-১৭৮০ খ্রিষ্টাব্দ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৮. নীলকরগণ কৃষকদের সর্বোৎকৃষ্ট জমি বেছে নিত কেন? (অনুধাবন)
[ক] সরকারি নিয়ম থাকায়
✅ নীলচাষের জন্য
[গ] নীলের গোডাউন বানাতে
[ঘ] কৃষককে কষ্ট দিতে
৮৯. যশোরে নীল বিদ্রোহের নেতা কে ছিলেন? (জ্ঞান)
✅ নবীন মাধব
[খ] নবীন চন্দ্র
[গ] মেঘনা সর্দার
[ঘ] দিগম্বর বিশ্বাস
৯০. নীল বিদ্রোহে বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার কোথায় নেতৃত্ব দেন? (জ্ঞান)
[ক] কর্ণাটে
[খ] পশ্চিমবঙ্গে
✅ হুগলিতে
[ঘ] পাটনায়
৯১. নদীয়ায় নীল বিদ্রোহের নেতৃত্ব দেন কে? (জ্ঞান)
[ক] নবীন মাধব
[খ] বেনী মাধব
✅ মেঘনা সর্দার
[ঘ] দিগম্বর বিশ্বাস
৯২. নীল বিদ্রোহের ফলে কারা জয়ী হয়? (জ্ঞান)
[ক] ইংরেজরা
✅ বাংলার কৃষকরা
[গ] ব্যবসায়ীরা
[ঘ] জমিদাররা
৯৩. নীল চাষ বন্ধ হয়ে যায় কেন? (জ্ঞান)
✅ কৃত্রিম নীল আবিষ্কারের জন্য
[খ] অর্থনৈতিক মন্দার কারণে
[গ] ইংল্যান্ডে যুদ্ধের কারণে
[ঘ] প্রাকৃতিক কারণে
৯৪. কত খ্রিষ্টাব্দে এদেশে নীল চাষ চিরতরে বন্ধ হয়ে যায়? (জ্ঞান)
[ক] ১৮৯০
[খ] ১৮৯১
✅ ১৮৯২
[ঘ] ১৮৯৩
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৫. নীল চাষের জন্য উৎকৃষ্ট জায়গা হচ্ছে- (অনুধাবন)
i. যশোর
ii. হুগলি
iii. চৌগাছা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও :
শোলধারা গ্রামের কৃষকদের জীবনযাত্রা সচ্ছল ছিল না। বিভিন্ন তামাক ব্যবসায়ী লোকজন তাদের এ অসচ্ছল জীবনধারার সুযোগ নিয়ে তাদেরকে চড়া সুদে অর্থ প্রদান করে তামাক চাষে আগ্রহী করে তোলে। কৃষকদের প্রাপ্ত মূল্য উৎপাদন খরচের তুলনায় কম হওয়ায় তামাক চাষিরা তামাক ব্যবসায়ীদের রাহুগ্রাস থেকে বের হতে না পেরে প্রতিবাদী হয়ে ওঠে। তারা রহিম, করিমের নেতৃত্বে একত্রিত হয়ে তামাক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
৯৬. উদ্দীপকটি দ্বারা ঐতিহাসিক কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? (অনুধাবন)
[ক] ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
[খ] সিপাহি বিদ্রোহ
[গ] অন্ধকূপ হত্যা
✅ নীল বিদ্রোহ
৯৭. উক্ত ঘটনাটি দ্বারা প্রকাশিত ঐতিহাসিক বিদ্রোহটির মধ্যে ঘটেছিল- (উচ্চতর দক্ষতা)
i. চাষিদের মেরে ফেলা
ii. নীলকররা বাংলার জমিদার হয়
iii. অর্থ গ্রহণে বাধা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] রi ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
💘 ফরায়েজি আন্দোলন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১৪
⚛ ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা- হাজী শরীয়তউল্লাহ।
⚛ হাজী শরীয়তউল্লাহ-এর ধর্মসংস্কার আন্দোলনকেই বলে- ফরায়েজি আন্দোলন।
⚛ ফরায়েজি শব্দটি এসেছে- আরবি ‘ফরজ’ শব্দ হতে।
⚛ হাজী শরীয়তউল্লাহ ভারতবর্ষকে ঘোষণা দেন- ‘দারুল হরর’ বা বিধর্মীয় দেশ বলে।
⚛ হাজী শরীয়তউল্লাহ-এর উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়- ১৬৩৯ খ্রিষ্টাব্দে।
⚛ ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন- দুদু মিয়া।
⚛ ‘ভূমির খাজনা আদায় কুরআন ও সুন্নাহ-এর পরিপন্থি’ বলেছেন- দুদু মিয়া।
⚛ ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধের আগুন জ্বলে উঠে- ১৮০৭ খ্রিষ্টাব্দে।
⚛ সুদক্ষ লাঠিয়াল বাহিনী গড়ে তুলতে দুদু মিয়া সেনাপতি হিসেবে নিয়োগ দেন- জালাল উদ্দিন মোল্লাকে।
⚛ ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে- দুদু মিয়ার মৃত্যুর পর।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৮. ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? (জ্ঞান)
[ক] হাজী মুহম্মদ মহসীন
✅ হাজী শরীয়তউল্লাহ
[গ] তিতুমীর
[ঘ] দুদু মিয়া
৯৯. হাজী শরীয়তউল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] শরিয়তপুর
[খ] কুষ্টিয়া
✅ মাদারীপুর
[ঘ] ফেনী
১০০. কত খ্রিষ্টাব্দে হাজী শরীয়তউল্লাহ জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] ১৭৮০
[খ] ১৭৮১
✅ ১৭৮২
[ঘ] ১৭৮৩
১০১. হাজী শরীয়তউল্লাহ কত বছর মক্কায় অবস্থান করেন? (জ্ঞান)
✅ ২০
[খ] ২২
[গ] ২৪
[ঘ] ২৬
১০২. একজন ধর্মসংস্কারক মক্কা থেকে বাংলা দেশে ফিরে এসে বুঝতে পারলেন যে, এদেশের মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। এ সংস্কারক কে ছিলেন? (প্রয়োগ)
[ক] আব্দুল ওহাব নজদি
[খ] তিতুমীর
✅ হাজী শরিয়তউল্লাহ
[ঘ] ইসমাইল দেহলভী
১০৩. অবশ্য কর্তব্য দ্বারা কোন কাজ বোঝায়? (জ্ঞান)
[ক] ওয়াজিব
[খ] নফল
✅ ফরজ
[ঘ] সুন্নত
১০৪. ভারতবর্ষকে ‘দারুল হারব’ ঘোষণা করেন কে? (জ্ঞান)
✅ হাজী শরীয়তউল্লাহ
[খ] তিতুমীর
[গ] রামমোহন রায়
[ঘ] দুদু মিয়া
১০৫. ‘দারুল হারব’ অর্থ কী? (জ্ঞান)
[ক] শান্তিময় দেশ
[খ] উন্নত দেশ
✅ বিধর্মীর দেশ
[ঘ] ইসলাম ধর্ম প্রধান দেশ
১০৬. হাজী শরীয়তউল্লাহ দেশজুড়ে অভাব দেখা দিলে কী দাবি উত্থাপন করেন? (জ্ঞান)
[ক] অর্থের দাবি
[খ] চিকিৎসার দাবি
✅ নুন-ভাতের দাবি
[ঘ] নিরাপত্তার দাবি
১০৭. হাজী শরীয়তউল্লাহ কত খ্রিষ্টাব্দে মারা যান? (জ্ঞান)
✅ ১৮৪০
[খ] ১৮৪১
[গ] ১৮৪২
[ঘ] ১৮৪৫
১০৮. মুহম্মদ মুহসিনউদ্দীন আহমদ কার প্রকৃত নাম? (জ্ঞান)
[ক] তিতুমীর
[খ] শরীয়তউল্লাহ
✅ দুদু মিয়া
[ঘ] সৈয়দ আহমদ
১০৯. দুদু মিয়া কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
✅ ১৮১৯
[খ] ১৮২০
[গ] ১৮২১
[ঘ] ১৮২২
১১০. কত খ্রিষ্টাব্দে দুদু মিয়া মুক্তি পান? (জ্ঞান)
✅ ১৮৬০
[খ] ১৮৬১
[গ] ১৮৬২
[ঘ] ১৮৬৩
১১১. কার মৃত্যুর পর ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে? (জ্ঞান)
[ক] হাজী শরীয়তউল্লাহ
[খ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✅ দুদু মিয়া
[ঘ] তিতুমীর
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১২. হাজী শরীয়তউল্লাহ- (অনুধাবন)
i. শাসশাইল গ্রামে জন্মগ্রহণ করেন
ii. বিশ বছর মক্কায় অবস্থান করেন
iii. ফরায়েজি আন্দোলন পরিচালনা করেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৩. ফরায়েজি আন্দোলনে যোগ দেয়- (অনুধাবন)
i. তাঁতি
ii. তেলি সম্প্রদায়
iii. কৃষক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১৪ ও ১১৫ নং প্রশ্নের উত্তর দাও :
মুসলিম সমাজের উন্নয়নে হাজী শরীয়তউল্লাহর অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না। তিনি তাঁর ফরোয়েজি আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষকে উন্নয়ন ও অগ্রগতির চতনায় উদ্বুদ্ধ করেছিলেন।
১১৪. উদ্দীপকে উল্লিখিত আন্দোলন পরবর্তীতে কীভাবে অসাম্প্রদায়িক আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করে? (প্রয়োগ)
[ক] আন্দোলনের নাম পরিবর্তনের মাধ্যমে
[খ] আন্দোলন থেকে মুসলমানদের বাদ দেওয়ার মাধ্যমে
[গ] মুসলমানদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে
✅ হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে
১১৫. বাংলার উন্নয়নে উক্ত আন্দোলনে নেতৃত্বদানকারীর অবদান হলো- (উচ্চতর দক্ষতা)
নিচের কোনটি সঠিক?
i. বাংলার মানুষকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন
ii. বাংলার কৃষকদের মধ্যে জাগরণ সঞ্চার করেন
iii. অত্যাচারের বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার শক্তি সঞ্চার করেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 নবজাগরণ ও সংস্কার আন্দোলন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১৫
⚛ ইংল্যান্ডের শিল্পবিপ্লব ও ফ্রান্সে রক্তক্ষয়ী ফরাসি বিপ্লবের প্রভাব এসে পড়ে- বাংলার রাজনীতি ও অর্থনীতিতে।
⚛ বৈপ্লবিক পরিবর্তনের সংস্পর্শে এসে সূচনা হয়- রেনেসাঁ বা নবজাগরণের।
⚛ ফরাসি বিপ্লব সংঘটিত হয়- ১৭৮৯ খ্রিষ্টাব্দে।
⚛ ইউরোপীয় বিপ্লবের প্রভাবে শিক্ষিত বাঙালিদের মনে সূচনা হয়- নবজাগরণের।
⚛ নবজাগরণের প্রভাবেই দেশবাসীর মধ্যে ভিত রচিত হয়- জাতীয়তাবাদী চেতনার।
⚛ সারা ভারত বর্ষে বাংলা হয়ে উঠে- আধুনিক চিন্তা চেতনার- কেন্দ্রস্থল।
⚛ আধুনিক ভাবধারা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে- খ্রিষ্টান মিশনারীদের প্রতিষ্ঠিত ছাপাখানা।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৬. কোন শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে? (জ্ঞান)
[ক] সপ্তদশ
✅ অষ্টাদশ
[গ] উনিশ
[ঘ] বিশ
১১৭. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৭৮৭
[খ] ১৭৮৮
✅ ১৭৮৯
[ঘ] ১৭৯০
১১৮. ‘রেনেসাঁ’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] নতুন আশা
[খ] নতুন স্বপ্ন
✅ নবজাগরণ
[ঘ] পুনর্জন্ম
১১৯. নবজাগরণের প্রভাবে বাঙালিদের মধ্যে কোন চেতনার প্রাথমিক ভিত রচিত হয়? (জ্ঞান)
✅ জাতীয়তাবাদী
[খ] সাংস্কৃতিক
[গ] রাজনৈতিক
[ঘ] ধর্মীয়
১২০. নবজাগরণের প্রভাবে বাঙালি বুদ্ধিজীবীরা কোন চিন্তা-চেতনা প্রত্যাখ্যান করেন? (জ্ঞান)
✅ মধ্যযুগীয়
[খ] ধর্মীয়
[গ] রাজনৈতিক
[ঘ] বৈজ্ঞানিক
১২১. খ্রিষ্টান মিশনারিদের প্রতিষ্ঠিত আধুনিক শিক্ষার ভাবধারা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল কোনটি? (জ্ঞান)
✅ ছাপাখানা
[খ] মাদ্রাসা
[গ] বিশ্ববিদ্যালয়
[ঘ] কাগজ শিল্প
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২২. বাংলার নবজাগরণ ও সংস্কার আন্দোলনে প্রভাব ফেলে- (অনুধাবন)
i. শিল্প বিপ্লব
ii. ফরাসি বিপ্লব
iii. রুশ বিপ্লব
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৩. নবজাগরণ ও সংস্কার আন্দোলনের প্রভাবে যেসব ক্ষেত্রে চিন্তার বিপ্লব ঘটে- (অনুধাবন)
i. প্রচলিত ধর্ম
ii. শিক্ষা-সংস্কৃতি
iii. সাহিত্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২৪. ইংরেজ প্রশাসকদের অনেকে ভারতবাসীকে আধুনিক শিক্ষায় উজ্জীবিত করাকে মনে করতেন- (অনুধাবন)
i. নৈতিক দায়িত্ব-কর্তব্য
ii. মানবিক দায়িত্ব-কর্তব্য
iii. ধর্মীয় দায়িত্ব-কর্তব্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 রাজা রামমোহন রায় 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১৬
⚛ ভারতের প্রথম আধুনিক পুরুষ ছিলেন- রাজা রামমোহন রায়।
⚛ রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন- ১৭৭৪ খ্রিষ্টাব্দে।
⚛ ‘বেদান্ত সূত্র’ ও ‘বেদান্ত সার’ উপনিষদের অনুবাদ করেন- রাজা রামমোহন রায়।
⚛ ‘সম্বদ কৌমুদী’ পত্রিকার প্রকাশক ছিলেন- রাজা রামমোহন রায়।
⚛ উপমহাদেশর ধর্মীয় ইতিহাসে এক নবযুগের সূচনা করে- রাজা রামমোহন রায়।
⚛ রাজা রামমোহন রায় ‘অ্যাংলা হিন্দু স্কুল’ প্রতিষ্ঠা করেন- ১৮২২ খ্রিষ্টাব্দে কলকাতায়।
⚛ ভারতীয় রেনেসাঁর স্রষ্টা রাজা রামমোহন রায় মৃত্যুবরণ করেন- ১৮৩৩ খ্রিষ্টাব্দে।
⚛ ভারতীয়দের পাশ্চাত্য ভাষায় শিক্ষা দেয়ার সরকারি সিদ্ধান্ত গৃহিত হয়- রামমোহন রায়ের মৃত্যুর দুই বছর পর।
⚛ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন- রাজা রামমোহন রায়।
⚛ সকল কুসংস্কার দূর করে একেশ্বরবাদীর ভিত্তিতে হিন্দুধর্ম প্রতিষ্ঠা করেন- রামমোহন রায়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২৫. রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয়? (অনুধাবন)
[ক] প্রচুর অর্থসম্পদ থাকার কারণে
[খ] প্রচুর ইংরেজি জানার কারণে
✅ বাংলায় নবজাগরণের স্রষ্টা হিসেবে
[ঘ] একজন দক্ষ কূটনৈতিক হিসেবে
১২৬. রাজা রামমোহন রায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] ১৭৭০
[খ] ১৭৭১
[গ] ১৭৭৩
✅ ১৭৭৪
১২৭. রাজা রামমোহন রায় কোন জেলায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] যশোর
[খ] নদীয়া
✅ হুগলি
[ঘ] পাটনা
১২৮. বেদান্তসূত্র অনুবাদ করেন কে? (জ্ঞান)
[ক] হাজী শরীয়তউল্লাহ
[খ] দুদু মিয়া
✅ রামমোহন রায়
[ঘ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১২৯. ‘মনজারাতুল আদিয়ান’ রচনা করেন কে? (জ্ঞান)
[ক] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[খ] বেগম রোকেয়া
✅ রাজা রামমোহন রায়
[ঘ] দুদু মিয়া
১৩০. সমাজ থেকে সতীদাহ প্রথা বন্ধ করেন কে? (জ্ঞান)
[ক] দুদু মিয়া
✅ রাজা রামমোহন রায়
[গ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[ঘ] হাজী শরীয়তউল্লাহ
১৩১. হিন্দুধর্ম প্রচারের জন্য আত্মীয় সভা গঠন করেন কে? (জ্ঞান)
✅ রাজা রামমোহন রায়
[খ] দিগম্বর বিশ্বাস
[গ] ঈশ্বরচচন্দ্র বিদ্যাসাগর
[ঘ] দীনবন্ধু মিত্র
১৩২. ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? (জ্ঞান)
[ক] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[খ] দিগম্বর বিশ্বাস
✅ রাজা রামমোহন রায়
[ঘ] দীনবন্ধু মিত্র
১৩৩. দেশের মানুষের জন্য ইংরেজি শিক্ষার প্রয়োজন বোধ করেছিলেন কে? (জ্ঞান)
[ক] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✅ রাজা রামমোহন রায়
[গ] তিতুমীর
[ঘ] দীনবন্ধু মিত্র
১৩৪. রাজা রামমোহন রায় দেশের মানুষের জন্য কোন ভাষা শিক্ষার প্রয়োজন অনুভব করেন? (জ্ঞান)
[ক] আরবি
[খ] ফারসি
✅ ইংরেজি
[ঘ] উর্দু
১৩৫. রাজা রামমোহন রায় কত খ্রিষ্টাব্দে ‘অ্যাংলো হিন্দু স্কুল’ প্রতিষ্ঠা করেন? (জ্ঞান)
[ক] ১৮২১
✅ ১৮২২
[খ] ১৮২৫
[ঘ] ১৮২৬
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩৬. রাজা রামমোহন রায়- (অনুধাবন)
i. হুগলি জেলায় জন্মগ্রহণ করেন
ii. ‘কৌলীন্য প্রথা’ দূর করেন
iii. সতীদাহ, বাল্যবিবাহ দূর করেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩৭. রাজা রামমোহন রায় যেসব ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন- (অনুধাবন)
i. আরবি
ii. ফারসি
iii. উর্দু
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩৮. রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকা হচ্ছে- (অনুধাবন)
i. সম্বাদ কৌমুদী
ii. মিরাতুল আখবার
iii. ব্রাহ্মণিকাল ম্যাগাজিন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩৯. রাজা রামমোহন রায় রচিত গ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে- (অনুধাবন)
i. তুহফাতুল মুজাহহিদদীন
ii. মনজারাতুল আদিয়ান
iii. ভট্টাচার্যের সহিত বিচার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের ছকটি দেখে ১৪০ ও ১৪১ নং প্রশ্নের উত্তর দাও :
১৪০. (?) চিহ্নিত স্থানে কোন ব্যক্তির নাম বসবে? (প্রয়োগ)
[ক] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✅ রাজা রামমোহন রায়
[গ] দুদু মিয়া
[ঘ] ডিরোজিও
১৪১. উক্ত ব্যক্তির অবদান রয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. বাংলার নবজাগরণে
ii. আধুনিক ভারত গঠনে
iii. ব্রিটিশবিরোধী আন্দোলনে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১৭
⚛ হেনরি লুই ডিরোজিও জন্মগ্রহণ করেন- ১৮০৯ খ্রিষ্টাব্দে কলকাতায়।
⚛ ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা- হেনরি লুই ডিরোজিও।
⚛ তরুণ সমাজের ধ্যানধারণা পাল্টে দিতে ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত হলো- একাডেমি অ্যাসোসিয়েশন।
⚛ হিন্দু কলেজের ছাত্ররা ইংরেজি সাপ্তাহিক প্রকাশ করেন যার নাম- ‘পার্থেনন’।
⚛ ‘হিসপাবাস’ পত্রিকা সম্পাদনা করেন- ডিরোজিও।
⚛ ‘জিরোজিও’ মৃত্যুবরণ করেন মাত্র- তেইশ বছর বয়সে।
⚛ ডিরোজিওর অনুসারীদের আন্দোলন প্রভাবিত করেছিল- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
⚛ তৎকালীন তরুণ সমাজকে প্রভাবিত করেছিল- ডিরোজিও-এর দূরদৃষ্টি, বগ্মিতা ও বিশ্লেষণ ক্ষমতা।
⚛ ইয়াংবেঙ্গল আন্দোলনের উদ্দেশ্য ছিল- ভারতীয় স্বার্থরক্ষা।
⚛ ছাত্র না হয়ে তার আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন- মাইকেল মধুসূদন দত্ত।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪২. হেনরি লুই ডিরোজিও কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] ১৮০৪
[গ] ১৮০৮
✅ ১৮০৯
[ঘ] ১৮১০
১৪৩. হেনরি লুই ডিরোজিও কোন শহরে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] পাটনা
[খ] সিকিম
✅ কলকাতা
[ঘ] বিহার
১৪৪. ডিরোজিওর পিতা কোন দেশের নাগরিক ছিলেন? (জ্ঞান)
[ক] ভারত
✅ পর্তুগাল
[গ] ইংল্যান্ড
[ঘ] ঘানা
১৪৫. রাজা রামমোহন রায়ের যোগ্য উত্তরসূরি কে হয়েছিলেন? (জ্ঞান)
✅ ডিরোজিও
[খ] দুদু মিয়া
[গ] তিতুমীর
[ঘ] মাইকেল মধুসূদন দত্ত
১৪৬. ইয়াং বেঙ্গল মুভমেন্টের সাথে কোন নামটি জড়িত? (জ্ঞান)
✅ ডিরোজিও
[খ] দুদু মিয়া
[গ] রামমোহন রায়
[ঘ] সৈয়দ আহমদ
১৪৭. ডিরোজিও একাডেমি অ্যাসোসিয়েশন কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন? (জ্ঞান)
✅ ১৮২৮
[খ] ১৮২৯
[গ] ১৮৩০
[ঘ] ১৮৩১
১৪৮. ‘যুক্তিহীন বিশ্বাস হলো মৃত্যুর সমান’-এটা কে শিক্ষা দিয়েছিলেন? (জ্ঞান)
[ক] দুদু মিয়া
[খ] শরীয়তউল্লাহ
[গ] তিতুমীর
✅ ডিরোজিও
১৪৯. কত খ্রিষ্টাব্দে হিন্দু কলেজের ছাত্ররা ‘পার্থেনন’ নামক একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকার নাম প্রকাশ করেন? (জ্ঞান)
✅ ১৮৩০
[খ] ১৮৩১
[গ] ১৮৩২
[ঘ] ১৮৩৩
১৫০. ‘হিসপাবাস’ পত্রিকা সম্পাদনা করেন কে? (জ্ঞান)
[ক] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[খ] রাজা রামমোহন রায়
✅ ডিরোজিও
[ঘ] দুদু মিয়া
১৫১. ডিরোজিও কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
[ক] ২০
[খ] ২২
✅ ২৩
[ঘ] ২৫
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫২. ডিরোজিও যেসব পত্রিকার সম্পাদনা করেন- (অনুধাবন)
i. হিসপাবাস
ii. ইস্ট ইন্ডিয়া
iii. সম্বাদ কৌমুদী
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৩. ডিরোজিওর ছাত্র ছিলেন- (অনুধাবন)
i. রামতনু লাহিড়ী
ii. রাধানাথ সিকদার
iii. প্যারিচাঁদ মিত্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫৪ ও ১৫৫ নং প্রশ্নের উত্তর দাও :
আবুল সাহেব ছিলেন একজন অসাধারণ প্রতিভাধর ব্যাক্তি। তিনি কয়েকজন যুবককে নিয়ে নবীন যুবসংঘ নামে একটি জোট গঠন করন। এই জোটের অন্যতম লক্ষ্য ছিল সনাতনী হিন্দুধর্মীয়পন্থি ও গোঁড়া খ্রিষ্টানপন্থিদের সকল কুসংস্কার সমাজ থেকে দূরীভূত করা। এছাড়াও সমাজ সংস্কারের উদ্দেশ্য আধুনিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া।
১৫৪. আবুল সাহেবের সাথে ইতিহাসের কোন বিখ্যাত ব্যাক্তির সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
[ক] রাজা রামমোহন রায়
[খ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✅ লুই হেনরি ডিরোজিও
[ঘ] রামনিধি গুপ্ত
১৫৫. আবুল সাহেবর অনুরূপ চরিত্রের অন্যতম অনুসারী ছিলেন- (উচ্চতর দক্ষতা)
i. রাধানাথ শিকদার
ii. প্যারিচাঁদ মিত্র
iii. রামতনু লাহিড়ী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💘 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১৮
⚛ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন- ১৮২০ খ্রিষ্টাব্দে মেদেনীপুর জেলার বীরসিংহ গ্রামে।
⚛ বাংলা গদ্য সাহিত্যের জনক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
⚛ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতের দায়িত্ব লাভ করেন- মাত্র একুশ বছর বয়সে।
⚛ শিশু শিক্ষা সহজ করার নিমিত্তে তিনি রচনা করেন- বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ।
⚛ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য বিদ্যালয় হলো- মেট্রোপলিটন ইনস্টিটিউট।
⚛ বিদ্যাসাগরের নিরলস প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাস হয়- ১৮৫৬ খ্রিষ্টাব্দে।
⚛ বিদ্যাসাগরের মায়ের নাম ছিল- ভাগবতীদেবী।
⚛ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছিল- প্রচুর মাতৃভক্তি।
⚛ বিদ্যাসাগরকে বলা হতো- দয়ার সাগর।
⚛ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন- ১৮৯১ খ্রিষ্টাব্দে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] ১৮১৮
[খ] ১৮১৯
✅ ১৮২০
[ঘ] ১৮২১
১৫৭. ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কে ছিলেন? (জ্ঞান)
✅ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা
[খ] সুকুমার রায়ের পিতা
[গ] রাজা রামমোহন রায়ের পিতা
[ঘ] দীনবন্ধু মিত্রের পিতা
১৫৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম কী? (জ্ঞান)
[ক] কৃষ্ণদেবী
✅ ভাগবতীদেবী
[গ] দেবীরানী
[ঘ] অপলাদেবী
১৫৯. কত বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, ন্যায়, বেদান্ত, স্মৃতি অলংকার ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন? (জ্ঞান)
[ক] ১৮
[খ] ১৯
[গ] ২০
✅ ২১
১৬০. কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? (জ্ঞান)
[ক] মাইকেল মধুসূদন দত্ত
[খ] রামনিধী গুপ্ত
✅ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[ঘ] মাইকেল মধুসূদন দত্ত
১৬১. শিশুদের জন্য বর্ণ পরিচয়ের প্রথম ও দ্বিতীয় ভাগ কে রচনা করেন? (জ্ঞান)
[ক] রাজা রামমোহন রায়
✅ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[গ] বেগম রোকেয়া
[ঘ] নবীনচন্দ্র সেন
১৬২. মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কে? (জ্ঞান)
[ক] রাজা রামমোহন রায়
✅ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[গ] দুদু মিয়া
[ঘ] শরীয়তউল্লাহ
১৬৩. হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলন করেন কে? (জ্ঞান)
[ক] রাজা রামমোহন রায়
[খ] দীনবন্ধু মিত্র
✅ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[ঘ] প্যারীচাঁদ মিত্র
১৬৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কত খ্রিষ্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়? (জ্ঞান)
[ক] ১৮৫৫
✅ ১৮৫৬
[গ] ১৮৫৭
[ঘ] ১৮৬০
১৬৫. বিদ্যাসাগরের অর্থে কে লেখাপড়া করেছেন? (জ্ঞান)
[ক] হেমচন্দ্র সেন
✅ নবীনচন্দ্র সেন
[গ] কাজী নজরুল ইসলাম
[ঘ] মাইকেল মধুসূদন দত্ত
১৬৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
[ক] ১৮৯০
✅ ১৮৯১
[গ] ১৮৯২
[ঘ] ১৮৯৩
১৬৭. মিজান একজন দরিদ্র ছাত্র। কিন্তু তার মন ছিল উদার। নিচের কোন চরিত্রের সাথে মিজানের মিল রয়েছে? (প্রয়োগ)
[ক] হাজী শরীয়ত উল্লাহ
✅ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[গ] দুদু মিয়া
[ঘ] ডিরোজিও
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেসব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন- (অনুধাবন)
i. ব্যাকরণ
ii. স্মৃতি
iii. বেদান্ত, সংস্কৃত সাহিত্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংগ্রামে লিপ্ত হন- (অনুধাবন)
i. বিধবাবিবাহের বিরুদ্ধে
ii. বহুবিবাহ প্রথার বিরুদ্ধে
iii. কন্যা শিশু হত্যার বিরুদ্ধে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 হাজী মুহম্মদ মহসীন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১৯
⚛ হাজী মুহম্মদ মহসীন জন্মগ্রহণ করেন- পশ্চিমবঙ্গের হুগলিতে।
⚛ হাজী মুহম্মদ মহসীনের আদি নিবাস ছিল- পারস্যে।
⚛ সে তার বাজানো ও সঙ্গীত শিখেন- ভোলানাথ নামক সঙ্গীতবিদের কাছে।
⚛ বিশাল সম্পত্তির মালিক হয়েও- সাধারণ জীবনযাপন করতেন মহসীন।
⚛ মহসীন তার সমুদয় অর্থ ব্যয় করতেন- শিক্ষা বিস্তার, চিকিৎসা এবং দরিদ্র মানুষের জন্য।
⚛ মুহসীনের পিতার নাম- মুহাম্মদ ফয়জুল্লাহ।
⚛ মুহসীন বিশাল সম্পত্তির মালিক হন- ১৮০৩ সালে তার বোনের মৃত্যুতে।
⚛ আরব, মিশর, পারস্য ভ্রমণ ধরে তিনি- সাতাশ বছর পর দেশে ফিরে আসেন।
⚛ হাজী মুহম্মদ মহসীন বিদ্যালয় স্থাপন করেন- হুগলিতে।
⚛ হাজী মুহম্মদ মহসীন পরলোকগমন করেন- ২৯ নভেম্বর ১৮১২ খ্রিষ্টাব্দে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭০. হাজী মুহম্মদ মহসীন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] ১৭৩০
[খ] ১৭৩১
✅ ১৭৩২
[ঘ] ১৭৩৫
১৭১. হাজী মুহম্মদ মহসীন কোন জেলায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] নদীয়া
[খ] রাধানগর
✅ হুগলি
[ঘ] পাটনা
১৭২. হাজী মুহম্মদ মহসীনের পিতার নাম কী ছিল? (জ্ঞান)
[ক] মুহম্মদ জাফরুল্লাহ
✅ মুহম্মদ ফয়জুল্লাহ
[গ] মুহম্মদ ইদ্রিস
[ঘ] মুহম্মদ শরীফুল্লা
১৭৩. হাজী মুহম্মদ মহসীনের শিক্ষাজীবন শুরু হয় কোন শহরে? (জ্ঞান)
[ক] নদীয়ায়
[খ] আসামে
✅ হুগলিতে
[ঘ] বিহারে
১৭৪. আগা সিরাজী কে ছিলেন? (জ্ঞান)
✅ হাজী মুহম্মদ মহসীনের গৃহশিক্ষক
[খ] হাজী মুহম্মদ মহসীনের ভাই
[গ] হাজী মুহম্মদ মহসীনের চাচা
[ঘ] হাজী মুহম্মদ মহসীনের দাদা
১৭৫. আরব, মিশর, পারস্য ভ্রমণ করে কত বছর পর হাজী মুহম্মদ মহসীন দেশে ফিরে আসেন? (জ্ঞান)
[ক] ২৫
[খ] ২৬
✅ ২৭
[ঘ] ৩০
১৭৬. হাজী মুহম্মদ মহসীনের বোনের মৃত্যু হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৮০০
✅ ১৮০৩
[গ] ১৮০৫
[ঘ] ১৮০৬
১৭৭. ইমামবাড়া প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৮৪৫
[খ] ১৮৪৬
✅ ১৮৪৮
[ঘ] ১৮৫০
১৭৮. হাজী মুহম্মদ মহসীন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
[ক] ১৮১০
[খ] ১৮১১
✅ ১৮১২
[ঘ] ১৮১৩
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭৯. হাজী মুহম্মদ মহসীনের ক্ষেত্রে বলা যায়- (অনুধাবন)
i. হুগলি জেলায় জন্মগ্রহণ করেন
ii. মায়ের নাম জয়নাব খানম
iii. পিতার নাম মুহম্মদ ফয়জুল্লাহ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮০. হাজী মুহম্মদ মহসীন যেসব ভাষায় দক্ষতা অর্জন করেন- (অনুধাবন)
i. আরবি
ii. ফারসি
iii. ইংরেজি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💘 নওয়াব আব্দুল লতিফ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২০
⚛ আবদুল লতিফ জন্মগ্রহণ করেন- ১৮২৮ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলায়।
⚛ আবদুল লতিফ ইংরেজি শিক্ষা লাভ করেন- কলকাতা মাদ্রাসায়।
⚛ নওয়াব আবদুল লফিত প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট হন- ১৮৭৭ খ্রিষ্টাব্দে।
⚛ কর্মজীবনে কৃতিত্বের জন্য সরকার আবদুর লতিফকে- নওয়াব উপাধি দেন।
⚛ নওয়াব আবদুর লতিফের প্রচেষ্টায় হিন্দু কলেজ রূপান্তরিত হয়- প্রেসিডেন্সি কলেজে।
⚛ ‘মহামেডান লিটারোরি সোসাইটি’ প্রতিষ্ঠা করেন- নওয়াব আব্দুল লতিফ।
⚛ নওয়াব আবদুল লতিফের কর্মের মূল উদ্দেশ্য- হিন্দু-মুসলিম সম্প্রদায়ে মৈত্রি প্রতিষ্ঠা।
⚛ আবদুল লতিফের প্রচেষ্টার কারণে সিদ্ধান্ত হয়- মুহসীনের ফাণ্ডের টাকা শুধু বাংলার মুসলমানদের শিক্ষার কাজে ব্যয় হবে।
⚛ নওয়াব আবদুল লতিফ সরকারি চাকরি হতে অবসর নেন- ১৮৮৪ খ্রিষ্টাব্দে।
⚛ মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করেন- আবদুল লতিফ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮১. কত খ্রিষ্টাব্দে নওয়াব আব্দুল লতিফ জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] ১৮২৪
[খ] ১৮২৫
[গ] ১৮২৭
✅ ১৮২৮
১৮২. নওয়াব আব্দুল লতিফ কোন জেলায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] যশোর
✅ ফরিদপুর
[গ] ফেনী
[ঘ] সিলেট
১৮৩. নওয়াব আব্দুল লতিফ সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৮৮০
[খ] ১৮৮২
[গ] ১৮৮৩
✅ ১৮৮৪
১৮৪. কার প্রচেষ্টায় হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তর করা হয়? (জ্ঞান)
✅ নওয়াব আব্দুল লতিফ
[খ] রামমোহন রায়
[গ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[ঘ] দুদু মিয়া
💘 সৈয়দ আমীর আলী 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২০
⚛ মুসলমান সমাজের নবজাগরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন- সৈয়দ আমীর আলী।
⚛ সৈয়দ আমীর আলী জন্মগ্রহণ করেন- ১৮৪৯ খ্রিষ্টাব্দে।
⚛ আমীর আলী ব্যারিস্টারি পাস করেন- লন্ডনের লিঙ্কন্স ইন হতে।
⚛ মুসলিমদের জন্য পৃথক রাজনৈতিক সংগঠন চাই তা বিশ্বাস করতেন- সৈয়দ আমীর আলী।
⚛ লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য হন- ১৯০৯ খ্রিষ্টাব্দে।
⚛ ‘সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন- সৈয়দ আমীর আলী।
⚛ ‘The ঝঢ়রৎরঃ of Islam’ গ্রন্থটি লিখেছেন- সৈয়দ আমীর আলী।
⚛ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়- ১৯০৬ খ্রিষ্টাব্দে।
⚛ সৈয়দ আমীল আলী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন- ১৯১২ খ্রিষ্টাব্দে।
⚛ নারী অধিকার বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন- সৈয়দ আমীর আলী।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮৫. সৈয়দ আমীর আলী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] ১৮৪৭
[খ] ১৮৪৮
✅ ১৮৪৯
[ঘ] ১৮৫০
১৮৬. সৈয়দ আমীর আলী কোন জেলায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] নদীয়ায়
[খ] পাটনায়
✅ হুগলিতে
[ঘ] বিহারে
১৮৭. ‘সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন’ নামক সমিতি গঠন করেন কে? (জ্ঞান)
[ক] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✅ সৈয়দ আমীর আলী
[গ] রাজা রামমোহন রায়
[ঘ] নওয়াব আব্দুল লতিফ
১৮৮. সৈয়দ আমীর আলী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯১০
[খ] ১৯১১
✅ ১৯১২
[ঘ] ১৯১৩
💘 বেগম রোকেয়া 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২১
⚛ মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া।
⚛ বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন- রংপুর জেলার মিঠাপুকুরে।
⚛ সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন- কিশোর বয়স থেকেই।
⚛ বেগম রোকেয়ার সাহিত্য চর্চা মূল বিষয়বস্তু ছিল- নারী সমাজ।
⚛ ‘অবরোধবাসিনী’ গ্রন্থের লেখক- বেগম রোকেয়া।
⚛ বেগম রোকেয়ার স্বামীর নামে- ভাগলপুরে প্রাথমিক বালিকা বিদ্যালয় স্থাপন করেন।
⚛ কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াম উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন- ১৯১১ খ্রিষ্টাব্দে।
⚛ ‘আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম’ প্রতিষ্ঠা হয়- কলকাতায়।
⚛ বেগম রোকেয়া ছিলেন- মুসলিম নারী আন্দোলনের পথিকৃত।
⚛ বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন- ১৯৩২ খ্রিষ্টাব্দে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮৯. মুসলিম মেয়েদের বন্দিদশা থেকে মুক্তি দেন কে? (জ্ঞান)
[ক] রাজা রামমোহন রায়
[খ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✅ বেগম রোকেয়া
[ঘ] দুদু মিয়া
১৯০. বেগম রোকেয়া কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] ১৮৭৮
✅ ১৮৮০
[গ] ১৮৮১
[ঘ] ১৮৮২
১৯১. বেগম রোকেয়ার পিতার নাম কী? (জ্ঞান)
[ক] মোহাম্মদ আবু আলী ইব্রাহিম সাবের
[খ] জহিরুদ্দিন মোহাম্মদ হাশেম আলী খান
✅ জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের
[ঘ] কমরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের
১৯২. বেগম রোকেয়ার বড় ভাইয়ের নাম কী? (জ্ঞান)
[ক] কাশেম সাবের
✅ ইব্রাহিম সাবের
[গ] জহিরুদ্দিন সাবের
[ঘ] আজিজ সাবের
১৯৩. সমাজের কুসংস্কার, নারী সমাজের অবহেলা-বঞ্চনার করুণ চিত্র নিজ চোখে দেখেছেন একজন নারী। এখানে একজন নারী বলতে কাকে বুঝানো হয়েছে? (প্রয়োগ)
[ক] প্রীতিলতা
[খ] প্রীতিলাকী
[গ] তারামন বিবি
✅ বেগম রোকেয়া
১৯৪. ‘সুলতানার স্বপ্ন’ কার লেখা? (জ্ঞান)
[ক] সুফিয়া কামালের
[খ] কাজী নজরুল ইসলামের
✅ বেগম রোকেয়ার
[ঘ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
১৯৫. বেগম রোকেয়া কার কাছ থেকে জ্ঞানচর্চার উৎসাহ পেয়েছিলেন? (প্রয়োগ)
✅ স্বামীর
[খ] শিক্ষকের
[গ] মায়ের
[ঘ] ভাইয়ের
১৯৬. ‘সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল’ কোথায় প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] রংপুর
✅ কলকাতা
[গ] হুগলি
[ঘ] নদীয়া
১৯৭. আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯১১
✅ ১৯১৬
[গ] ১৯৩১
[ঘ] ১৯৪৮
১৯৮. বেগম রোকেয়া কোথায় মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
[ক] রংপুরে
[খ] হুগলিতে
✅ কলকাতায়
[ঘ] গাইবান্ধায়
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯৯. বেগম রোকেয়া রচিত গ্রন্থ- (অনুধাবন)
i. মতিচূর
ii. সুলতানার স্বপ্ন
iii. পদ্মরাগ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০০. বেগম রোকেয়া সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চেয়েছেন- (উচ্চতর দক্ষতা)
i. নারীর করুণ দশা
ii. নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ
iii. বিধবাদের আর্তনাদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০১. বেগম রোকেয়া কর্মের মধ্যে প্রকাশ ঘটিয়েছেন- (উচ্চতর দক্ষতা)
i. নারীর প্রতি বৈষম্যের প্রতিবাদ
ii. নারীর প্রতি সমাজের অত্যাচারের প্রতিবাদ
iii. নারীর প্রতি অসহিষ্ণুতার বিরুদ্ধে তীব্র বিদ্রোহের সুর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২০২ ও ২০৩ নং প্রশ্নের উত্তর দাও :
রবি নবম শ্রেণির কলা বিভাগের ছাত্র। সে এক রাতে ইতিহাস পড়ে জানতে পারল, বিশ শতকের শুরুতে এক মহীয়সী নারী বাংলার নারীদের সাহায্য করার জন্য এগিয়ে আসেন। তিনি বাংলার নারীদের অধিকার আদায়ে নানা পদক্ষেপ গ্রহণ করেন ও অনেক গ্রন্থ রচনা করেন।
২০২. অনুচ্ছেদে কোন নারীর কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] দেবী চৌধুরানী
✅ বেগম রোকেয়া
[গ] সুফিয়া কামাল
[ঘ] উর্মিলা দেবী
২০৩. উক্ত নারীকে ‘নারী জাগরণের অগ্রদূত’ বলার যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] নারীদের শিক্ষিত করা
[খ] নারীদের পর্দার আড়াল থেকে বের করা
✅ নারীদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়া
[ঘ] নারীদের অর্থনৈতিকভাবে সহায়তা করা
0 Comments:
Post a Comment