SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৬ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
ষষ্ঠ অধ্যায়

Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-06
History of Bangladesh and World Civilization
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিষ্টাব্দ)

১. গৌড়ের নাম ‘জান্নাতাবাদ’ কে রাখেন?
[ক] শেরশাহ
✅ হুমায়ুন
[গ] জাহাঙ্গীর
[ঘ] আকবর

২. বার ভূঁইয়াদের দমনে সুবাদার ইসলাম খানের বিশেষ কৌশলের মধ্যে ছিল-
i. শক্তিশালী নৌ-বহর গড়ে তোলা
ii. রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর
iii. অশ্বারোহী বাহিনী গঠন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
হাজীরহাট অঞ্চলের নির্বাচিত চেয়ারম্যান নোমান সাহেব বেশ জনপ্রিয়। তার এলাকায় হিন্দু ও মুসলিম এ দুই সম্প্রদায়ের বসবাস। তিনি নিজে মুসলমান হলেও যোগ্যতা অনুসারে হিন্দুদেরকেও বিভিন্ন কাজের দায়িত্ব দিতেন। তার এ ধর্মীয় উদারতার ফলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়।

৩. মধ্যযুগের কোন সুলতানের শিক্ষা নোমান সাহেবকে তার কাজে অনুপ্রেরণা যুগিয়েছে?
✅ আলাউদ্দিন হুসেন শাহ
[খ] সিকান্দার শাহ
[গ] গিয়াসউদ্দিন আজম শাহ
[ঘ] আলাউদ্দিন ফিরুজ শাহ

৪. উক্ত সুলতানের কর্মকাণ্ডের ফলে-
i. বাংলা সাহিত্য চর্চা নতুন গতি পায়
ii. অদূরদর্শী রাজনীতির পরিচয় মেলে
iii. দক্ষতার সাথে শাসন কার্য পরিচালিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. সর্বপ্রথম চট্টগ্রাম বিজেতার নাম কী? (সকল বোর্ড - ২০১৬)
[ক] ইওজ খলজি
[খ] ইলিয়াস শাহী
[গ] বখতিয়ার খলজি
✅ ফখরুদ্দিন মুবারক শাহ

২. হুসেন শাহ কবি সাহিত্যিকদেরকে পুরস্কার প্রদান করতেন কেন? (সকল বোর্ড - ২০১৬)
[ক] সুনাম বৃদ্ধির জন্য
[খ] সুখ্যাতি পাওয়ার আশায়
✅ উৎসাহিত করার জন্য
[ঘ] পুণ্য লাভের জন্য

৩. পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সাথে পত্রালাপ হতো কোন সুলতানের? (সকল বোর্ড - ২০১৫)
[ক] শামসুদ্দিন ইলিয়াস শাহ
✅ গিয়াসউদ্দিন আজম শাহ
[গ] সিকান্দার শাহ
[ঘ] ফখরুদ্দিন মুবারক শাহ

৪. বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরের কারণ কি ছিল? (সকল বোর্ড - ২০১৫)
[ক] ঢাকার আবহাওয়া ছিল বসবাসের উপযোগী
✅ জমিদারদের বশীভূত করার জন্য
[গ] রাজমহল বসবাসের অযোগ্য ছিল
[ঘ] ঢাকার মানুষের দাবি ছিল

৫. বখতিয়ার খলজি কোন দেশীয় বীর ছিলেন? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ তুর্কি
[খ] পারসিক
[গ] রোমান
[ঘ] গ্রিক

৬. বখতিয়ার খলজি কাদের পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন? (ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস হাইস্কুল, ঢাকা)
ক পাল রাজাদের
[খ] মৌর্য বংশীয়দের
✅ সেন রাজাদের
[ঘ] গুপ্ত বংশীয়দের

৭. বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? (জে. ভি. গভ. গার্লস হাইস্কুল, কিশোরগঞ্জ)
ক ইলিয়াস শাহ
✅ বখতিয়ার খলজি
[গ] ইওজ খলজি
[ঘ] শিরণ খলজি

৮. বখতিয়ার খলজি কীসে বিশ্বাসী ছিলেন? (আল হেরা একাডেমি, পাবনা)
✅ স্বীয় কর্মশক্তিতে
[খ] বিজয় ভাবনায়
[গ] রাজ্য জয়ে
[ঘ] দেশরক্ষায়

৯. কত খ্রিষ্টাব্দে বখতিয়ার খলজি গজনীতে আসেন? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] ১১৯৩
[খ] ১১৯৪
✅ ১১৯৫
[ঘ] ১১৯৬

১০. বখতিয়ার খলজি গজনীতে আসেন কেন? (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ব্যবসা করার জন্য
✅ জীবিকার অন্বেষণে
[গ] ভ্রমণ করার উদ্দেশ্যে
[ঘ] ঘোড়া ক্রয় করতে

১১. বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদীয়ায় উপস্থিত হন? (খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়)
✅ ১৭
[খ] ১৯
[গ] ২১
[ঘ] ২৩

১২. বখতিয়ার খলজির জীবনের শেষ অভিযান কোনটি? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] নদীয়া অভিযান
✅ তিব্বত অভিযান
[গ] মালদহ অভিযান
[ঘ] গৌড় অভিযান

১৩. মিতা বলল যে, এটি বখতিয়ার খলজির শেষ অভিযান। এখানে মিতা কোন অভিযানের কথা বলতে চেয়েছে? (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] বাংলা
✅ তিব্বত
[গ] গৌড়
[ঘ] মালদহ

১৪. ১২০৪-১৩৩৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত মুসলিম শাসনের সময়কাল কেমন ছিল? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] সম্পূর্ণ স্বাধীন
[খ] শৃঙ্খলাপূর্ণ
✅ বিশৃঙ্খলাপূর্ণ
[ঘ] শান্তিময়

১৫. ‘বুলগাকপুর’-এর অর্থ কী? (আল হেরা একাডেমি, পাবনা; মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ বিদ্রোহের নগরী
[খ] মুসলমানদের নগরী
[গ] শান্তির নগরী
[ঘ] হিন্দুদের নগরী

১৬. শিরণ খলজির শাসনকাল কত বছর স্থায়ী হয়? (আল হেরা একাডেমি, পাবনা)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

১৭. ইওজ খলজির শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
✅ বিভিন্ন সংস্কার সাধন
[খ] কঠোরতা
[গ] অর্থনৈতিক সমৃদ্ধি
[ঘ] স্বেচ্ছাচারিতা

১৮. ইলতুৎমিশ কোথাকার সুলতান ছিলেন? (আল হেরা একাডেমি, পাবনা)
✅ দিল্লির
[খ] আসামের
[গ] আগ্রার
[ঘ] নয়াদিল্লির

১৯. ইওজ খলজি কীসের পৃষ্ঠপোষক ছিলেন? (আল হেরা একাডেমি, পাবনা)
✅ শিল্প ও সাহিত্যের
[খ] গানের
[গ] নাটকের
[ঘ] জারিগানের

২০. কাদেরকে মামলুক বলা হয়? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] তুর্কিদের
[খ] গ্রিকদের
✅ দাসদের
[ঘ] আফগানদের

২১. নাসিরউদ্দীন মাহমুদের মৃত্যু হয় কত খ্রিষ্টাব্দে? (আল হেরা একাডেমি, পাবনা)
✅ ১২২৯
[খ] ১২৩০
[গ] ১২৩১
[ঘ] ১২৩২

২২. সুলতান ইলতুৎমিশের মৃত্যু হয় কত খ্রিষ্টাব্দে? (আল হেরা একাডেমি, পাবনা)
[ক] ১২৩৫
✅ ১২৩৬
[গ] ১২৩৭
[ঘ] ১২৩৮

২৩. সোনারগাঁও এর শাসনকর্তা বাহরাম খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? (আল হেরা একাডেমি, পাবনা)
✅ ১৩৩৮
[খ] ১৩৩৯
[গ] ১৩৪০
[ঘ] ১৩৪১

২৪. ফখরুদ্দিন মুবারক শাহ কে ছিলেন? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ বর্মরক্ষক
[খ] সিপাহি
[গ] উজির
[ঘ] সেনাপ্রধান

২৫. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] শামসুদ্দিন ইলিয়াস শাহ
✅ ফখরুদ্দিন মুবারক শাহ
[গ] গিয়াসউদ্দিন ইওজ খলজি
[ঘ] বাহরাম খান

২৬. কত খ্রিষ্টাব্দে ইলিয়াস শাহ সাঁতগাও দখল করেন? (আল হেরা একাডেমি, পাবনা)
[ক] ১৩৪৩
[খ] ১৩৪৪
[গ] ১৩৪৫
✅ ১৩৪৬

২৭. ইলিয়াস শাহ কত সালে বাংলায় তিনটি কেন্দ্রকে একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন? (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর)
[ক] ১৩৪০
[খ] ১৩৪২
[গ] ১৩৫০
✅ ১৩৫২

২৮. মধ্যযুগের ইতিহাসে প্রথম বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা কে? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] মুবারক শাহ
✅ ইলিয়াস শাহ
[গ] আলী শাহ
[ঘ] গাজী শাহ

২৯. কেন ইলিয়াস শাহ ‘শাহ-ই-বাঙ্গালা’ উপাধি গ্রহণ করেন? (কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ বাঙালিদের জাতীয় নেতা হিসেবে নিজেকে ঘোষণা করতে
[খ] অধিক সৈন্যবাহিনীর অধিকারী হওয়াতে
[গ] সম্রাট হিসেবে স্বীকৃতি পেতে
[ঘ] শ্রেষ্ঠ সুলতান হিসেবে নিজেকে ঘোষণা করতে

৩০. জৌনপুরের শাসনকর্তা কে ছিলেন? (লক্ষীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] নূর কুতুব
✅ ইব্রাহিম শর্কি
[গ] জালালউদ্দিন
[ঘ] সাদি খান

৩১. পরবর্তী ইলিয়াস শাহী বংশের প্রথম শাসক কে ছিলেন? (আল হেরা একাডেমি, পাবনা)
✅ নাসিরউদ্দিন মাহমুদ শাহ
[খ] বাহরাম শাহ
[গ] জুনা খান
[ঘ] মুবারক শাহ

৩২. রুকনউদ্দিন বরবক শাহ-এর পিতার নাম কী? (আল হেরা একাডেমি, পাবনা)
ক শিহাবউদ্দিন মাহমুদ
✅ নাসিরউদ্দিন মাহমুদ শাহ
[গ] মুজাফফর উদ্দিন মাহমুদ
[ঘ] কুতুবউদ্দিন মাহমুদ

৩৩. রুকনউদ্দিন বরবক শাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (আল হেরা একাডেমি, পাবনা)
✅ ১৪৭৪
[খ] ১৪৭৬
[গ] ১৪৭৮
[ঘ] ১৪৮০

৩৪. হাবসি বংশের প্রতিষ্ঠাতা কে? (লক্ষীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ বরবক শাহ
[খ] ফিরোজ শাহ
[গ] মাহমুদ শাহ
[ঘ] মুজাফফর শাহ

৩৫. হুসেন শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান কে? (দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল)
[ক] নুসরত শাহ
✅ আলাউদ্দিন হুসেন শাহ
[গ] মাহমুদ শাহ
[ঘ] মুবারক শাহ

৩৬. বাংলায় হুসেন শাহী বংশের শাসনামলের সময়সীমা কত? (দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল)
✅ ১৪৯৩-১৫৩৮ খ্রিষ্টাব্দ
[খ] ১৪৯৪-১৫৩৮ খ্রিষ্টাব্দ
[গ] ১৪৯৫-১৫৩৮ খ্রিষ্টাব্দ
[ঘ] ১৪৯৬-১৫৩৮ খ্রিষ্টাব্দ

৩৭. বার ভূঁইয়ারা কাদের অধিকার মেনে নেয়নি? (বিএএফ শাহীন কলেজ, ঢাকা)
✅ মুঘলদের
[খ] পাঠানদের
[গ] ইংরেজদের
[ঘ] বর্মীদের

৩৮. কোন শাসকের সময় বার ভূঁইয়াদের দমন করা হয়? (কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] সম্রাট হুমায়ুন
[খ] সম্রাট আকবর
[গ] সম্রাট শাহজাহান
✅ সম্রাট জাহাঙ্গীর

৩৯. ঢাকা সর্বপ্রথম কখন বাংলার রাজধানী হয়? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ১৬০৬
[খ] ১৬০৮
✅ ১৬১০
[ঘ] ১৬১২

৪০. কে বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ সুবাদার ইসলাম খান
[খ] দারার খান
[গ] মহব্বত খান
[ঘ] মুকাররক খান

৪১. নবাবি আমলে সুবাকে বলা হতো নিজামত আর সুবাদারকে কী বলা হতো? (দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল)
[ক] জায়গিরদার
✅ নাজিম
[গ] উজির
[ঘ] জমিদার

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪২. রাজধানীর নিরাপত্তা বৃদ্ধিতে ইওজ খলজির পদক্ষেপগুলো হলো- (খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়)
i. গভীর বা প্রশস্ত পরিখা নির্মাণ
ii. বহু খাল খনন
iii. সেতু নির্মাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৩. আলাউদ্দিন হুসেন শাহের শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল- (খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়)
i. ধর্মীয় উদারতা
ii. প্রজারঞ্জকতা
iii. ন্যায়পরায়ণতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৪. বাংলার মুঘল শাসন অতিবাহিত হয় দুই পর্বে। পর্ব দুটি হলো- (কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়)
i. সুবাদারি
ii. নবাবি
iii. সুলতানি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৫. ১৭৪০ থেকে ১৭৫৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত আলীবর্দী খান নবাব ছিলেন- (খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়)
i. বাংলার
ii. বিহারের
iii. উড়িষ্যার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
তবকপুর অঞ্চলের শক্তিশালী শাসক আকাশ জামশেদপুর দখল করলেও জামশেদপুরের শাসক সুমনের নেতৃত্বে অন্যান্য অঞ্চলের শাসকরাও ঐক্যবদ্ধ হলে আকাশ তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। (সকল বোর্ড - ২০১৫)

৪৬. সুমনের ভূমিকায় নিচের কোন জমিদারকে দেখতে পাই? (প্রয়োগ)
[ক] মুসা খান
[খ] ঈসা খান
[গ] চাঁদ রায়
[ঘ] বাহাদুর গাজী

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭ প্রশ্নের উত্তর দাও :
তবকপুর অঞ্চলের শক্তিশালী শাসক আকাশ জামশেদপুর দখল করলেও জামশেদপুরের শাসক সুমনের নেতৃত্বে অন্যান্য অঞ্চলের শাসকরাও ঐক্যবদ্ধ হলে আকাশ তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। (সকল বোর্ড - ২০১৫)

৪৭. সুমনের ভূমিকায় নিচের কোন জমিদারকে দেখতে পাই? (প্রয়োগ)
[ক] মুসা খান
✅ ঈসা খান
[গ] চাঁদ রায়
[ঘ] বাহাদুর গাজী

৪৮. বাংলায় মধ্যযুগের সূচনা হয় কীভাবে? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] হিন্দু সমাজ প্রতিষ্ঠার মধ্যদিয়ে
[খ] বৌদ্ধ সমাজ প্রতিষ্ঠার মধ্যদিয়ে
[গ] আর্যদের আগমনের মধ্যদিয়ে
✅ মুসলিম সমাজ প্রতিষ্ঠার মধ্যদিয়ে

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মাহমুদ পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর আত্রাবপুর থেকে মমিনপুরে পৌরসভা স্থানান্তর করেন। মূলত নদী তীরবর্তী হওয়ার কারণে তিনি এখানে পৌর অফিস স্থানান্তর করেন। তিনি মমিনপুরের নিরাপত্তা বৃদ্ধির জন্য নৌবাহিনী গঠন করেন। তাছাড়াও তিনি মমিনপুরের যাতায়াত ব্যবস্থার উন্নতি করেন।
(মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)

৪৯. অনুচ্ছেদে জনাব মাহমুদ-এর সাথে মিল বিদ্যমান-
i. ইলতুৎমিশের
ii. শ্রেষ্ঠ খলজি মালিক শাসকের
iii. গিয়াসউদ্দিন ইওজ খলজির

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫০. অনুচ্ছেদের মেয়রের সাথে সাদৃশ্যপূর্ণ শাসকের অন্যান্য কৃতিত্বগুলো হলো-
i. রাজধানী স্থানান্তর
ii. কঠোরতা
iii. রাজ্য বিস্তার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৫৭

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫১. বাংলায় মুসলমান শাসনের সূচনা কালকে কোন যুগের শুরু বলা হয়? (জ্ঞান)
[ক] আধুনিক
✅ মধ্য
[গ] প্রাচীন
[ঘ] উত্তরাধুনিক

৫২. ইতিহাস কখন এক যুগ থেকে অন্য যুগে প্রবেশ করে? (অনুধাবন)
[ক] শাসকের পরিবর্তনে
✅ যুগান্তকারী পরিবর্তনে
[গ] বহিশত্রুর আক্রমনে
[ঘ] জনতার আন্দোলনে

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৩. মুসলমানদের বিজয়ে বঙ্গে পরিবর্তন আসে- (অনুধাবন)
i. রাজনৈতিক ক্ষেত্রে
ii. ধর্মের ক্ষেত্রে
iii. অর্থনীতিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বাংলায় মুসলিম শাসনের সূচনা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৫৭
⚛ সেন শাসনের অবসান ঘটিয়ে বাংলা মুসলিম শাসনের সূচনা করেন- বখতিয়ার খলজি।
⚛ বখতিয়ার খলজি বিশ্বাসী ছিলেন- স্বীয় কর্মশক্তিতে।
⚛ বখতিয়ার খলজি যখন নদীয়া আক্রমণ করেন তখন তার সাথে সৈন্য ছিল- ১৭ কিংবা ১৮ জন অশ্বারোহী।
⚛ বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়- মধ্য যুগে।
⚛ বখতিয়ার খলজির শক্তি কেন্দ্র হয়ে উঠে- ভগবত ও ভিউলি।
⚛ বখতিয়ার খলজি বাংলা জয় করেন- ১২০৮ খ্রিষ্টাব্দে।
⚛ বখতিয়ার খলজির জয়কৃত প্রথম বিহারটির নাম ছিল- ওদন্তপুরী বিহার।
⚛ রাজা লক্ষণ সেন পালিয়ে আশ্রয় নেন- মুন্সীগঞ্জের বিক্রমপুরে।
⚛ বখতিয়ার খলজি মৃত্যুবরণ করেন- ১২০৬ সালে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৪. কখন বাংলায় মুসলমান শাসনের সূচনা হয়? (জ্ঞান)
[ক] দ্বাদশ শতকে
[খ] দশম শতকে
✅ ত্রয়োদশ শতকের প্রারম্ভে
[ঘ] চতুর্দশ শতকে

৫৫. বাংলায় মুসলমান শাসনের সূচনা হয় কার মাধ্যমে? (জ্ঞান)
✅ ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি
[খ] ইবনে বতুতা
[গ] সম্রাট জাহাঙ্গীর
[ঘ] শামসুদ্দিন ইলিয়াস শাহ

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৬

৫৬. গজনীতে ব্যর্থ হয়ে বখতিয়ার খলজি কার নিকট গমন করেন?
 (জ্ঞান)
✅ কুতুবউদ্দিন আইবেক
[খ] ইলিয়াস শাহ
[গ] শিহাবউদ্দিন
[ঘ] রাজা গণেশ

৫৭. রাজা লক্ষণ সেন কোথায় অবস্থান করছিলেন? (জ্ঞান)
[ক] বিহারে
✅ নদিয়ায়
[গ] অযোধ্যায়
[ঘ] দেবকোট

৫৮. বিহার থেকে বঙ্গদেশে কীভাবে প্রবেশ করা যায়? (অনুধাবন)
[ক] শিকড়িগড় ও কাশ্মীর দিয়ে
✅ তেলিয়াগড় ও শিকড়িগড় দিয়ে
[গ] তেলিয়াগড় ও কাশ্মীর দিয়ে
[ঘ] কাশ্মীর ও বৃন্দাবন দিয়ে

৫৯. কোন পথ দিয়ে বখতিয়ার খলজি বাংলাদেশে আসেন? (জ্ঞান)
[ক] তেলিয়াগড় গিরিপথে
[খ] নৌপথে
[গ] কালিকট বন্দর দিয়ে
✅ জঙ্গল পথে

৬০. রাজা লক্ষণ সেনের ব্যর্থতার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] রাজার দুর্বলতা
[খ] অদূরদর্শিতা
✅ অতর্কিত হামলা
[ঘ] অযোগ্যতা

৬১. বখতিয়ার খলজি কত খ্রিষ্টাব্দে নদীয়া জয় করেন? (জ্ঞান)
✅ ১২০৪
[খ] ১২০৮
[গ] ১২১২
[ঘ] ১২১৪

৬২. হাফিজ ঐ অঞ্চলে রাজধানী স্থাপন করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। ঐ দ্বারা কোন স্থানকে বোঝানো হয়েছে? (প্রয়োগ)
[ক] বিহার
[খ] উড়িষ্যা
[গ] নদীয়া
✅ গৌড়

৬৩. বখতিয়ার খলজি তিব্বত অভিযানে ব্যর্থ হয়ে কোথায় যান? (জ্ঞান)
✅ দেবকোটে
[খ] বিহারে
[গ] মুন্সিগঞ্জে
[ঘ] গজনীতে

৬৪. কত খ্রিষ্টাব্দে বখতিয়ার খলজি মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
[ক] ১১৮৬
[খ] ১১৯৭
[গ] ১২০৪
✅ ১২০৬

৬৫. তারেক বিন জিয়াদ সর্বপ্রথম স্পেন জয় করেন। তারেকের সাথে সর্বপ্রথম কোন বাংলা বিজেতার মিল পাওয়া যায়? (প্রয়োগ)
[ক] মুহাম্মদ বিন কাসেম
[খ] কুতুবউদ্দিন আইবেক
✅ বখতিয়ার খলজি
[ঘ] ইলতুৎমিশ

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৬. বখতিয়ার খলজি ছিলেন- (অনুধাবন)
i. জাতিতে তুর্কি
ii. বংশে খলজি
iii. বৃত্তিতে ভাগ্যান্বেষী সৈনিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৭. বখতিয়ার খলজি সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন কারণ- (অনুধাবন)
i. তিনি ছিলেন খাটো
ii. তার হাত লম্বা ছিল
iii. তিনি কুৎসিত চেহারার ছিলেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৮. বখতিয়ার খলজির শক্তিকেন্দ্র গড়ে ওঠে- (অনুধাবন)
i. ভাগবত
ii. ভিউলি
iii. বদাউন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. বখতিয়ার খলজি নদীয়ায় প্রবেশ করেন- (অনুধাবন)
i. বণিকের ছদ্মবেশে
ii. অশ্ব বিক্রেতার বেশে
iii. মধ্যাহ্নে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭০. বখতিয়ার খলজি নদীয়া ও গৌড় বিজয়ের পর দুই বছর পর্যন্ত আর কোনো অভিযানে না যাওয়ার কারণ হলো- (অনুধাবন)
i. রাজ্যে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা
ii. দুর্বলতা
iii. রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭১. বখতিয়ার খলজির দেবকোটে রাজধানী স্থানান্তর করার কারণ হলো- (অনুধাবন)
i. রাজধানী নিরাপদ রাখা
ii. অর্থনৈতিক উন্নতি
iii. সামাজিক উন্নতি

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও iii

৭২. বখতিয়ার খলজি বাংলায় মুসলিম সংস্কৃতি বিকাশের জন্য- (উচ্চতর দক্ষতা)
i. অনেক মসজিদ, মাদরাসা স্থাপন করেন
ii. মক্তব স্থাপন করেন
iii. সংস্কৃতি সংঘ স্থাপন করেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৩ ও ৭৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ‘ক’ একটি অঞ্চলে অভিযান চালিয়ে তা দখল করেন। পরে সেখানে মাদরাসা, মক্তব, মসজিদ নির্মাণ এবং এর উন্নয়ন সাধন করেন।

৭৩. অনুচ্ছেদে ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোন ব্যক্তির? (প্রয়োগ)
✅ বখতিয়ার খলজি
[খ] ইওজ খলজি
[গ] গিয়াসউদ্দিন
[ঘ] ফখরুদ্দিন

৭৪. অনুচ্ছেদে যে বিষয়টি লক্ষণীয়- (উচ্চতর দক্ষতা)
i. শিক্ষার প্রতি বিদ্বেষ
ii. শিক্ষার প্রতি আগ্রহ
iii. শিক্ষার প্রতি অনুরাগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বাংলায় তুর্কি শাসনের ইতিহাস 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৫৯
⚛ বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার সূচনা করেন- বখতিয়ার খলজি।
⚛ বাংলায় তুর্কি শাসনের সময়কাল ছিল- ১২০৪-১৩৩৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
⚛ জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছেন- ‘বুলগাকপুর’।
⚛ তুর্কি শাসকেরা শাসনকর্তা হয়ে এসেছিলেন- দিল্লির সুলতানদের অধীনে।
⚛ বখতিয়ার খিলজিকে হত্যা করেন- আলী মর্দান খলজি।
⚛ হুসামউদ্দিন ইওয়াজ খলজি দেবকোটের শাসক হন- ১২০৮ সালে।
⚛ আলী মর্দান খিলজি স্বাধীনতা ঘোষণা করেন- ১২১০ সালে।
⚛ খলজি আমির ও সৈন্যরা তাদের নেতা নির্বাচিত করে- মুহম্মদ শিরন খলজিকে।
⚛ খলজি মালিকদের হাতে নিহত হন- আলী মর্দান খলজি।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৫. বাংলায় মুসলিম শাসনের প্রথম পর্যায় কত ছিল? (জ্ঞান)
[ক] ১২০০-১৩৩৪
✅ ১২০৪-১৩৩৮
[গ] ১২০৮-১৩২৪
[ঘ] ১২১৪-১৩৮৩

৭৬. ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম কী দিয়েছিলেন? (জ্ঞান)
✅ বুলগাকপুর
[খ] নদীয়া
[গ] অযোধ্যা
[ঘ] দেবকোট

৭৭. ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশকে বুলগাকপুর বলেছেন কেন? (উচ্চতর দক্ষতা)
✅ বাংলা হলো বিদ্রোহীপূর্ণ নগরী
[খ] বাংলার লোকজন খারাপ
[গ] বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর
[ঘ] বাংলাদেশের আয়তন কম বলে

৭৮. ঐতিহাসিকদের মতে, বখতিয়ার খলজির হত্যাকারী কে? (জ্ঞান)
[ক] আলীবর্দি
✅ আলী মর্দান
[গ] আলী হোসেন
[ঘ] হুসামউদ্দিন

৭৯. শিরাণ খলজি বাংলায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনেন কীভাবে? (অনুধাবন)
[ক] বিদ্রোহীদের হত্যা করে
[খ] বিদ্রোহীদের ভয় দেখিয়ে
[গ] বিদ্রোহীদের বন্দি করে
✅ আলী মর্দানকে বন্দী করে

৮০. হুসামউদ্দিন ইওজ কোথাকার শাসনকর্তা নিযুক্ত হন? (জ্ঞান)
✅ দেবকোটের
[খ] নদীয়ার
[গ] লখনৌতির
[ঘ] দিল্লির

৮১. কত খ্রিষ্টাব্দে আলী মর্দান স্বাধীনতা ঘোষণা করেন? (জ্ঞান)
[ক] ১২০৪
[খ] ১২০৮
✅ ১২১০
[ঘ] ১২১২

৮২. আলী মর্দান খলজি নিজের নাম দেন কী? (জ্ঞান)
✅ আলাউদ্দিন আলী মর্দান খলজি
[খ] হোসেন শাহী আলী মর্দান খলজি
[গ] আকবর হোসেন আলী মর্দান খলজি
[ঘ] গিয়াসউদ্দিন আলী মর্দান খলজি

৮৩. গিয়াসউদ্দিন খলজির শাসনকাল ছিল- (জ্ঞান)
[ক] ১২০০-১২১২
[খ] ১২০২-১২০৪
[গ] ১২০৮-১১১০
✅ ১২১২-১২২৭

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮৪. বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার প্রথম পর্যায়- (অনুধাবন)
i. ১২০৪ খ্রিষ্টাব্দে সূচনা হয়
ii. ১৩৩৮ খ্রিষ্টাব্দে সমাপ্ত হয়
iii. স্বাধীন শাসকদের যুগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. বখতিয়ার খলজির সহযোদ্ধারা ছিলেন- (অনুধাবন)
i. শিরাণ খলজি
ii. আলী মর্দান খলজি
iii. হুসামউদ্দিন ইওয়াজ খলজি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৬. আলী মর্দান খলজিকে বন্দী করা হয়- (অনুধাবন)
i. বিদ্রোহ দমনের জন্য
ii. শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য
iii. যুদ্ধ করার জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও :
আনিন্দ্য বাংলায় মুসলমান শাসনের প্রতিষ্ঠার ইতিহাস পড়েছিল। সে বিস্মিত হয় প্রতিষ্ঠাতার সহযোদ্ধাদের একজনই তাকে হত্যা করে।

৮৭. অনুচ্ছেদের হত্যাকারী কে? (প্রয়োগ)
ক শিরান খলজি
✅ আলী মর্দান খলজি
[গ] ইওয়াজ খলজি
[ঘ] বখতিয়ার খলজি

৮৮. উক্ত হত্যাকারী- (উচ্চতর দক্ষতা)
i. খুব কঠোর শাসক ছিলেন
ii. দুই বছর ক্ষমতায় ছিলেন
iii. নিজেও হত্যার শিকার হন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৬০
⚛ খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন- সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি।
⚛ শাসনের সুবিধার্তে গিয়াসউদ্দিন ইওজ খলজি রাজধানী স্থানান্তর করেন- লখনৌতিতে।
⚛ বাংলায় মুসলীম শাসকদের মধ্যে প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন- গিয়াসউদ্দিন ইওজ খিলজি।
⚛ গৌড়ের জুমা মসজিদ নির্মাণ করেন- গিয়াসউদ্দিন ইওজ খলজি।
⚛ গিয়াসউদ্দিন ইওজ খলজি স্বীকৃতি পান- আব্বাসীয় খলিফা আল-নাসিরের থেকে।
⚛ বাংলার ১ম তুর্কী শাসনকর্তা ছিলেন- নাসিরউদ্দিন মাহমুদ।
⚛ মামলুক তুর্কীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন- তুঘরিল।
⚛ বাংলা দিল্লীর অধীনে ছিল- ১৩২৮-১৩৩৮ সাল পর্যন্ত।
⚛ লখনৌতিতে মুসলিম আধিপত্য ভালো চোখে দেখেননি- দিল্লীর সুলতান ইলতুৎমিশ।
⚛ মুসলিম সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়- লখনৌতি।
⚛ শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন- গিয়াসউদ্দিন ইওজ খলজি।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮৯. খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? (জ্ঞান)
✅ গিয়াসউদ্দিন ইওজ খলজি
[খ] ইলতুৎমিশ গিয়াসউদ্দিন খলজি
[গ] আলী মর্র্দান খলজি
[ঘ] শিরাণ খলজি

৯০. বাংলার রাজধানী দেবকোট হতে লখনৌতিতে স্থানান্তরিত করেন কে? (জ্ঞান)
[ক] শিরাণ খলজি
[খ] হুসামউদ্দিন খলজি
[গ] আলী মর্দান খলজি
✅ সুলতান গিয়াসউদ্দিন খলজি

৯১. গিয়াসউদ্দিন ইওজ খলজি কোথায় দুর্গ নির্মাণ করেন? (জ্ঞান)
[ক] গৌড়
[খ] লখনৌতিতে
✅ বসনকোটে
[ঘ] দেবকোটে

৯২. লখনৌতি কোথায় অবস্থিত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের সুবিধা ছিল? (জ্ঞান)
✅ নদীর তীরে
[খ] সমুদ্র তীরে
[গ] পুকুরের ধারে
[ঘ] খালবিলে

৯৩. নৌবাহিনীর গোড়াপত্তন করেছিলেন কে? (জ্ঞান)
✅ ইওজ খলজি
[খ] আল মুনতাসির
[গ] নাসির উদ্দিন
[ঘ] শিরাণ খলজি

৯৪. গিয়াসউদ্দিন ইওজ খলজি কোন আব্বাসীয় শাসকের নিকট থেকে স্বীকৃতিপত্র লাভ করেন? (জ্ঞান)
[ক] হারুন-অর রশিদ
[খ] আল মামুন
✅ আল নাসির
[ঘ] আব্বাস

৯৫. কত সালে ইলতুৎমিশ বাংলার দিকে নজর দেন? (জ্ঞান)
[ক] ১২২০
[খ] ১২২১
[গ] ১২২২
✅ ১২২৪

৯৬. ইওজ খলজি সন্ধির প্রস্তাব করেন কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১২২২
[খ] ১২২৩
[গ] ১২২৪
✅ ১২২৫

৯৭. মামলুক শাসনের ১৫ জন শাসনকর্তার মধ্যে কয়জন দাস ছিলেন? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৭
[গ] ৯
✅ ১০

৯৮. আলাউদ্দিন জানিকে ইলতুৎমিশ কোন এলাকার শাসনকর্তা নিযুক্ত করেন? (জ্ঞান)
✅ বিহার
[খ] উড়িষ্যা
[গ] গৌড়
[ঘ] বসনকোট

৯৯. সুলতান ইলতুৎমিশের পুত্র কে? (জ্ঞান)
✅ নাসিরউদ্দিন মাহমুদ
[খ] আল মামুন
[গ] ইওজ খলজি
[ঘ] মুকাররম খান

১০০. গিয়াসউদ্দিনের পরাজয়ের পর কে শাসনকর্তা নিযুক্ত হন? (জ্ঞান)
[ক] আল মামুন
✅ নাসিরউদ্দিন মাহমুদ
[গ] হারুন-অর রশিদ
[ঘ] আল মুনতাসির

১০১. শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন কে? (জ্ঞান)
✅ ইওজ খলজি
[খ] নাসিরউদ্দিন
[গ] শিরাণ খলজি
[ঘ] আল মামুন

১০২. কার পৃষ্ঠপোষকতায় লখনৌতি শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়? (জ্ঞান)
✅ ইওজ খলজি
[খ] নাসির উদ্দিন
[গ] শিরাণ খলজি
[ঘ] আল মামুন

১০৩. ইওজ খলজির মৃত্যুর পর ষাট বছরে কয়জন শাসনকর্তা বাংলা শাসন করেন? (জ্ঞান)
[ক] ১৩
[খ] ১৪
✅ ১৫
[ঘ] ১৬

১০৪. মামলুক শাসনের ১৫ জন শাসনকর্তার মধ্যে কয়জন দাস ছিলেন? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৭
[গ] ৯
✅ ১০

১০৫. দাসদের কী বলা হতো? (জ্ঞান)
[ক] মালিক
✅ মামলুক
[গ] কৃতদাস
[ঘ] চাকর

১০৬. মামলুক শাসন কত বছর ব্যাপী বিস্তৃত ছিল? (জ্ঞান)
[ক] ৫০
[খ] ৫৫
✅ ৬০
[ঘ] ৬৫

১০৭. ১২২৭-১২৮৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলার শাসন মামলুক শাসন নামে পরিচিত হওয়ার পিছনে কোন কারণটি বিদ্যমান? (উচ্চতর দক্ষতা)
[ক] মামলুক ছিল তুর্কিদের একটি গোত্র
✅ এ বংশের বেশিরভাগই দাস ছিল
[গ] এ বংশের বেশিরভাগই শিক্ষিত ছিল
[ঘ] এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মামলুক

১০৮. ১২৮৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলার ১৫ জন শাসনকর্তা কোন বংশের ছিলেন? (জ্ঞান)
✅ তুর্কি
[খ] রুড়
[গ] শূদ্র
[ঘ] ক্ষত্রিয়

১০৯. প্রথম তুর্কি শাসনকর্তা কে ছিলেন? (জ্ঞান)
[ক] আল মামুন
✅ নাসিরউদ্দিন মাহমুদ
[গ] ইওজ খলজি
[ঘ] সুজাউদ্দিন খান

১১০. নাসিরউদ্দিন মাহমুদের পর কে ক্ষমতায় আসেন? (জ্ঞান)
✅ দৌলত শাহ বিন মওদুদ
[খ] সুজাউদ্দিন খান
[গ] সরফরাজ আলী
[ঘ] ফিরোজ শাহ

১১১. মাসুদ জানি কত খ্রিষ্টাব্দে মুঘিসউদ্দিন উপাধি ধারণ করেন? (জ্ঞান)
[ক] ১২৫০
[খ] ১২৫২
[গ] ১২৫৩
✅ ১২৫৫

১১২. মুঘিসউদ্দিন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
[ক] ১২৬০
[খ] ১২৭১
✅১২৮১
[ঘ] ১২৯১

১১৩. সুলতান বলবনের সাথে বুঘরা খানের কোন ধরনের সম্পর্ক ছিল? (অনুধাবন)
[ক] চাচা-ভ্রাতুষ্পুত্র
[খ] মামা-ভাগ্নে
✅ পিতা-পুত্র
[ঘ] রাজা-প্রজা

১১৪. বুঘরা খান কত খ্রিষ্টাব্দ থেকে স্বাধীন সুলতান হিসেবে বাংলা শাসন করেন? (জ্ঞান)
[ক] ১২৮৪
[খ] ১২৮৫
[গ] ১২৮৬
✅ ১২৮৭

১১৫. বুঘরা খানের মন ভেঙ্গে যায় কেন? (অনুধাবন)
[ক] সুলতান বলবনের আক্রমণে
[খ] রাজ্যের বিশৃঙ্খলার কারণে
✅ কায়কোবাদের মৃত্যুতে
[ঘ] দিল্লির সুলতানের আক্রমণে

১১৬. গিয়াসউদ্দিন বাহাদুর শাহ কত খ্রিষ্টাব্দে নিহত হন? (জ্ঞান)
[ক] ১৩২৫
[খ] ১৩২৬
✅ ১৩২৮
[ঘ] ১৩২৯

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৭. গিয়াসউদ্দিন ইওজ খলজি- (অনুধাবন)
i. বাংলায় প্রথম নৌবাহিনী গড়ে তোলেন
ii. ১২২৭ খ্রিষ্টাব্দে নিহত হন
iii. খলজি মালিকদের মধ্যে বিখ্যাত ছিলেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৮. বাংলা পুরোপুরি দিল্লির অধিকারে আসে- (অনুধাবন)
i. বসনকোট দুর্গ অধিকারের মাধ্যমে
ii. ইওজ খলজির পরাজয়ের মাধ্যমে
iii. ইওজ খলজির পতনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৯. অ বংশীয় শাসকগণ প্রায় ৬০বছর বাংলা শাসন করেন। অ বংশীয় শাসকদের সাথে মিল রয়েছে- (প্রয়োগ)
i. তুঘরিল
ii. নাসিরুদ্দিন মাহমুদ
iii. ঈসা খান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বাংলায় স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৬২
⚛ বাংলা প্রথম স্থিতিশীলতা লাভ করে- ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে।
⚛ সোনারগাঁওয়ের শাসক বাহরাম খানের মৃত্যু হয়- ১৩৩৮ খ্রিষ্টাব্দে।
⚛ বাহরাম খানের মৃত্যুর পর সোনারগাঁওয়ের সিংহাসনে বসেন- ফখরুদ্দিন মুবারক শাহ।
⚛ সোনারগাঁওয়ের সুলতানি শাসন ছিল- প্রায় ২০০ বছর।
⚛ স্বাধীন সুলতান হিসেবে প্রথম নিজের নামে মুদ্রা জারি করেন- ফখরুদ্দিন মুবারক শাহ।
⚛ ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁও রাজত্ব করেন- ১৩৩৮-১৩৪৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
⚛ চাঁদপুর হতে চট্টগ্রাম পর্যন্ত রাজপথ নির্মাণ করেন- ফখরুদ্দিন মুবারক শাহ।
⚛ ফখরুদ্দিনের মৃত্যুর পর সোনারগাঁওয়ের সিংহাসনে বসেন তার পুত্র- গাজী শাহ।
⚛ ইখতিয়ারউদ্দিন গাজী শাহ নামাঙ্কিত মুদ্রা জারি হয়- ১৩৪৯ খ্রিষ্টাব্দে।
⚛ বাহরাম খানের বর্মরক্ষক ‘ফখরা’ নাম পরিবর্তন করে নাম রাখেন- ফখরুদ্দিন মুবারক শাহ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২০. দিল্লির সুলতানগণ কত বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেননি? (জ্ঞান)
[ক] ১০০
✅ ২০০
[গ] ২৫০
[ঘ] ৩০০

১২১. মুসলমান সুলতানদের স্বাধীন রাজত্বের যুগ কত বছর? (জ্ঞান)
[ক] ১০০
✅ ২০০
[গ] ২৫০
[ঘ] ৩০০

১২২. ফখরা ছিলেন ‘ক’ এর বর্মরক্ষক। ‘ক’ ব্যক্তিটি কে? (প্রয়োগ)
[ক] ইসলাম খান
✅ বাহরাম খান
[গ] জালাল খান
[ঘ] ঈসা খান

১২৩. সোনারগাঁও বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এলাকা। সেখানে গেলেই কোন শাসকের কথা ইতিহাসের পাতা থেকে মানসপটে ভেসে ওঠে? (প্রয়োগ)
[ক] বাহরাম খান
✅ ফখরুদ্দিন মুবারক শাহ
[গ] আযম শাহ
[ঘ] সিকান্দার শাহ

১২৪. কদর খান কার সৈন্যদের হাতে নিহত হন? (জ্ঞান)
✅ ফখরুদ্দিনের
[খ] ইলিয়াস শাহের
[গ] বাহাদুর শাহের
[ঘ] বাহরাম খানের

১২৫. নিজ নামে মুদ্রা জারি করেছিলেন কে? (জ্ঞান)
[ক] ইলিয়াস শাহ
✅ ফখরুদ্দিন মুবারক শাহ
[গ] গাজী শাহ
[ঘ] মাহমুদ শাহ

১২৬. ফখরুদ্দিন নিজ নামে মুদ্রা জারি করেছিলেন। এখানে কী ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)
✅ স্বাধীনতা
[খ] পরাধীনতা
[গ] শক্তিশালী শাসক
[ঘ] দুর্বল শাসক

১২৭. ১৩৪৯ খ্রিষ্টাব্দে সোনারগাঁও টাকশাল কার নামাঙ্কিত মুদ্রা জারি করা হয়? (জ্ঞান)
✅ ইখতিয়ার উদ্দিন গাজী শাহ
[খ] খসরুদ্দিন গাজী শাহ
[গ] বাহাদুর শাহ
[ঘ] নাসিরউদ্দিন শাহ

১২৮. গাজী শাহ কয় বছর রাজত্ব করেন? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৫

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২৯. বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়- (অনুধাবন)
i. বাংলা দিল্লি থেকে পৃথক হয়ে গিয়েছিল
ii. দিল্লির শাসকের ব্যস্ততার জন্য
iii. দিল্লি থেকে বাংলা অনেক দূরে ছিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩০. ফখরুদ্দিন নিজেকে স্বাধীন সুলতান হিসেবে প্রকাশ করেন- (প্রয়োগ)
i. মুদ্রা জারি করে
ii. দুর্গ নির্মাণ করে
iii. বিহার নির্মাণ করে

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩১ ও ১৩২ নং প্রশ্নের উত্তর দাও :
মোশারফ তার বাবার কাছে শুনল যে, অ নামক এক ব্যক্তি নিজ নামে মুদ্রা প্রচলন ও খুৎবা পাঠ করছেন।

১৩১. অনুচ্ছেদে অ কোন ব্যক্তিকে নির্দেশ করে? (প্রয়োগ)
✅ ফখরুদ্দিন
[খ] ইলিয়াস শাহ
[গ] গিয়াসউদ্দিন
[ঘ] মুজাফফর শাহ

১৩২. ‘A’ এর মুদ্রা জারি ও খুৎবা পাঠে লক্ষণীয়- (অনুধাবন)
i. ক্ষমতা
ii. স্বাধীনতা
iii. বুদ্ধিমত্তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 ইলিয়াস শাহী বংশ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৬৩
⚛ শাসক হিসেবে বিচক্ষণ ও জনপ্রিয় ছিলেন- শামসুদ্দিন ইলিয়াস শাহ।
⚛ শামসুদ্দিন ইলিয়াস শাহ সাতগাঁও অধিকার করেন- ১৩৪৬ খ্রিষ্টাব্দে।
⚛ ইলিয়াস শাহ-এর গুরুত্বপূর্ণ সাফল্য ছিল- পূর্ব বাংলা অধিকার।
⚛ বাংলায় প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন ইলিয়াস শাহ- ১৩৫২ খ্রিষ্টাব্দে।
⚛ ইলিয়াস শাহ দিল্লির সাথে সম্পর্ক ছিন্ন করে- নিজ নামে খুৎবা ও মুদ্রা জারি করেন।
⚛ বাংলার সকল অঞ্চলের অধিবাসীরা ‘বাঙালি’ বলে পরিচিত হয়- শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে।
⚛ শাহ-ই-বাঙালা উপাধি গ্রহণ করেন- ইলিয়াস শাহ।
⚛ দিল্লীর সুলতান ফিরোজ শাহের সাথে সন্ধি করেন- সিকান্দার শাহ।
⚛ পারেস্যের কবি হাফিজের সঙ্গে পত্রালাপ হতো- গিয়াসউদ্দিন আযম শাহের।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৩. ইলিয়াস শাহ কত খ্রিষ্টাব্দে ফিরোজাবাদের সিংহাসনে আরোহণ করেন? (জ্ঞান)
[ক] ১৩৪১
✅ ১৩৪২
[গ] ১৩৪৩
[ঘ] ১৩৪৪

১৩৪. ইলিয়াস শাহ কত খ্রিষ্টাব্দে নেপাল আক্রমণ করেন? (জ্ঞান)
✅ ১৩৫০
[খ] ১৩৫১
[গ] ১৩৫২
[ঘ] ১৩৫৪

১৩৫. কার মাধ্যমে স্বাধীনতার সূচনা হয়? (জ্ঞান)
✅ ফখরুদ্দিন মুবারক
[খ] বাহাদুর শাহ
[গ] গিয়াসউদ্দিন
[ঘ] বাহরাম খান

১৩৬. বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৩৫০
[খ] ১৩৫১
✅ ১৩৫২
[ঘ] ১৫৫৪

১৩৭. সিকান্দার শাহের শাসনকাল কোনটি? (জ্ঞান)
[ক] ১৩৫০-১৩৮০
✅ ১৩৫৮-১৩৯৩
[গ] ১৪৫৮-১৪৯৩
[ঘ] ১৩৫০-১৪০০

১৩৮. আযম শাহ কার উপাধি ছিল? (জ্ঞান)
✅ গিয়াসউদ্দিনের
[খ] ফখরুদ্দিনের
[গ] সিকান্দারের
[ঘ] ইলিয়াস শাহের

১৩৯. ইলিয়াস শাহী বংশের সবচেয়ে জনপ্রিয় সুলতান কে ছিলেন? (জ্ঞান)
✅ গিয়াস উদ্দিন আযম শাহ
[খ] ফিরোজ শাহ
[গ] ইলিয়াস শাহ
[ঘ] সিকান্দার শাহ

১৪০. গিয়াসউদ্দিন কোন ধরনের কবিতা রচনা করতেন? (জ্ঞান)
[ক] হিন্দি
[খ] উর্দু
✅ ফার্সি
[ঘ] বাংলা

১৪১. কবি হাফিজ তার কাব্য প্রতিভার জন্য চিরস্মরণীয়। এই কবির সাথে বাংলার কোন শাসকের পত্র বিনিময় হতো? (প্রয়োগ)
[ক] ইলিয়াস শাহ
[খ] সিকান্দার শাহ
✅ আযম শাহ
[ঘ] ফিরোজ শাহ

১৪২. গিয়াস উদ্দিন আযম শাহের মৃত্যুর পর ইলিয়াস শাহী বংশের পরিণতি কী হয়েছিল? (উচ্চতর দক্ষতা)
✅ পতন ঘটে
[খ] উন্নতি ঘটে
[গ] খণ্ড খণ্ড হয়ে যায়
[ঘ] কোনো রকমে টিকে থাকে

১৪৩. গিয়াসউদ্দিন আযম শাহের শাসনামলে ‘ইউসুফ-জুলেখা’ কাব্য রচনা করেন কে? (জ্ঞান)
[ক] কবি হাফিজ
✅ কবি শাহ মুহম্মদ সগীর
[গ] কবি শেখ সাদী
[ঘ] কায়কোবাদ

১৪৪. আযম শাহের রাজত্বকালে বিখ্যাত সুফী সাধক কে ছিলেন? (জ্ঞান)
[ক] নিযামউদ্দিন আওলিয়া
[খ] কুতুবউদ্দিন বখতিয়ার কাকী
✅ নূর কুতুব-উল-আলম
[ঘ] শামস তিবরিয

১৪৫. মক্কা ও মদিনাতে মসজিদ, মাদরাসা নির্মাণের জন্য অর্থব্যয় করতেন কে? (জ্ঞান)
[ক] ইলিয়াস শাহ
[খ] শামসুদ্দিন ইলিয়াস শাহ
[গ] সিকান্দার শাহ
✅ গিয়াসউদ্দিন আযম মাহ

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৬. ইলিয়াস শাহ বাঙালি উপাধি গ্রহণ করেন- (অনুধাবন)
i. বাঙালিদের একত্র করেছিলেন
ii. বাঙালিদের নেতা ছিলেন
iii. বাঙালির অধিপতি ছিলেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] র, রii ও iii

১৪৭. ইলিয়াস শাহ নেপাল আক্রমণ করেন। এর কারণ- (প্রয়োগ)
i. ধনরত্ন সংগ্রহ
ii. রাজ্যবিস্তার
iii. যুদ্ধ দমন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৮. ইলিয়াস শাহ উপাধি গ্রহণ করেছিলেন- (অনুধাবন)
i. শাহ-ই-বাঙ্গালা
ii. শাহ-ই-বাঙালি
iii. বিদ্রোহী বাঙালি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৯. যুদ্ধবিগ্রহ ও স্বাধীনতা রক্ষায় নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন- (অনুধাবন)
i. ইলিয়াস শাহ
ii. সিকান্দার শাহ
iii. আযম শাহ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫০. গিয়াসউদ্দিন কবি সাহিত্যিকদের- (অনুধাবন)
i. শ্রদ্ধা করতেন
ii. সমাদর করতেন
iii. সম্মান করতেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫১ ও ১৫২ নং প্রশ্নের উত্তর দাও :
চাঁদপুরের হাজীগঞ্জের ছেলে মেহেদি। নামের মিল দেখে সে মধ্যযুগীয় বাংলার হাজিপুর শহর পরিদর্শনে আগ্রহী হয়ে উঠে।

১৫১. মেহেদি বাংলার কোন শাসকের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনে আগ্রহী।(প্রয়োগ)
✅ ইলিয়াস শাহ
[খ] সিকান্দার শাহ
[গ] আযম শাহ
[ঘ] গিয়াস শাহ

১৫২. উক্ত শাসকের শাসনামল ছিল- (উচ্চতর দক্ষতা)
i. শান্তিপূর্ণ
ii. শৃঙ্খলাপূর্ণ
iii. হিন্দু-মুসলিম বিদ্বেষে ভরা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 রাজা গণেশ ও হাবসি শাসন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৬৫
⚛ গিয়াসউদ্দিন আযম শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র- সাইফুদ্দিন হামজা শাহ।
⚛ সাইফুদ্দিন হামজা শাহ নিহত হন- ক্রীতদাস শিহাবুদ্দিনের হাতে।
⚛ ‘শিহাবুদ্দিন বায়েজিদ শাহ’-এর মৃত্যুর পর ক্ষমতায় আসেন- অভিজাত রাজা গনেশ।
⚛ গনেশ সিংহাসনে বসেন- ২ বার।
⚛ ইসলামি ধর্মে দীক্ষিত হয় গণেশের পুত্র- যদু।
⚛ পাণ্ডুয়া হতে গৌড়ে রাজধানী স্থাপন করেছিলেন- জালালউদ্দিন মাহমুদ শাহ।
⚛ বাংলার সুলতানদের স্বাধীন রাজত্বের যুগ- ১৩৩৮-১৫৩৮ খ্রিষ্টাব্দ।
⚛ রাজা গণেশ মৃত্যুবরণ করেন- ১৪১৮ সালে।
⚛ ইব্রাহিম শর্কি ছিলেন- জৌনপুরের সুলতান।
⚛ শামসুদ্দিন আহমদ শাহ নিহত হন- ক্রীতদাস সাদি খান ও নাসির খানেরা হাতে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫৩. রাজা গণেশের ইচ্ছা ছিল ত দের পরাজিত করে ক্ষমতা দখল করা। এখানে ত বলতে কাদের বোঝানো হয়েছে? (প্রয়োগ)
[ক] হিন্দুদের
✅ মুসলমানদের
[গ] বৌদ্ধদের
[ঘ] খ্রিষ্টানদের

১৫৪. রাজা গণেশ কতবার বাংলার সিংহাসনে বসেন? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৫৫. রাজা গণেশ কত খ্রিষ্টাব্দে বাংলার ক্ষমতা দখল করেন? (জ্ঞান)
[ক] ১৪১৩
✅ ১৪১৫
[গ] ১৪১৭
[ঘ] ১৪২০

১৫৬. গণেশ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
[ক] ১৪১৬
✅ ১৪১৮
[গ] ১৪২০
[ঘ] ১৪২২

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫৭. রাজা গণেশ চাকরি নিয়েই শক্তি বৃদ্ধি করেছিলেন- (অনুধাবন)
i. হিন্দু রাজ্য প্রতিষ্ঠার জন্য
ii. মুসলমানদের পরাজিত করার জন্য
iii. মূসা খানকে পরাজিত করার জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৮ ও ১৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলায় মধ্যযুগের সূচনা ঘটে মুসলমানদের বিজয়ের মধ্য দিয়ে। মধ্যযুগ পুরোটাই বাংলায় মুসলিমদের শাসন প্রতিষ্ঠিত ছিল। এরই মাঝে ব্যতিক্রম ১৪১৫-১৪১৮।

১৫৮. ব্যতিক্রম সময়টিতে শাসনকর্তা কে ছিলেন? (প্রয়োগ)
✅ গণেশ
[খ] যুদ্ধ
[গ] মহেন্দ্র দেব
[ঘ] মহেশ

১৫৯. উক্ত সময়কাল সম্পর্কে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. জালালউদ্দিন মাহমুদ ক্ষমতা দখলের অপেক্ষায় ছিলেন
ii. স্থায়ী রাজবংশের প্রতিষ্ঠা
iii. ইব্রাহিম শর্কির বারংবার বাংলা আক্রমণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 পরবর্তী ইলিয়াস শাহী বংশের শাসন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৬৬
⚛ শামসুদ্দিন আযম শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন- ক্রীতদাস নাসির খান।
⚛ নাসির খানের মৃত্যুর পর বাংলার সিংগাসনে বসেন- নাসির উদ্দিন মাহমুদ শাহ।
⚛ নাসির উদ্দিন ছিলেন একজন- দক্ষ ও ন্যায়পরায়ণ শাসক।
⚛ বরবক শাহেব নিয়োগকৃত হাবসি ক্রতিদাসের সংখ্যা- ৮০০০।
⚛ সুলতান রুকনুদ্দিন বরবক শাহ ছিলেন একজন- মহাপণ্ডিত।
⚛ ‘আল ফাজিল’ ও আল-কামিল উপাধি দুটি পাওয়া যায়- রুকনুদ্দিন বরবক শাহে শিলালিপিতে।
⚛ ‘শ্রীকৃষ্ণ বিজয়ে’ মহাকাব্যটির রচয়িতা ছিলেন- মালাধর বসু।
⚛ রামায়নের রচয়িতা কৃত্তিবাস ওসনা- বরবক শাহের পৃষ্ঠপোষাকতা পান।
⚛ একজন উদার ও অসাম্প্রদায়িক নরপতি ছিলেন- সুলতান রুকনুদ্দিন বরবক শাহ।
⚛ গৌড়ের ‘দাখিল দরওয়াজা’ নামে বিরাট ও সুদর তোরনটি নির্মাণ করেন- বরবক শাহ।
⚛ বরবক শাহ পরলোক গমন করেন- ১৪৭৪ খ্রিষ্টাব্দে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬০. বরবক শাহ চট্টগ্রাম পুনরুদ্ধার করেন। এতে কোন বৈশিষ্ট্য লক্ষ করা যায়? (উচ্চতর দক্ষতা)
[ক] যোগ্যতা
✅ দক্ষতা
[গ] নম্রতা
[ঘ] ভদ্রতা

১৬১. কে সর্বপ্রথম অসংখ্য হাবসি কৃতদাস সংগ্রহ করেন? (জ্ঞান)
✅ বরবক শাহ
[খ] ইলিয়াস শাহ
[গ] সিকান্দার শাহ
[ঘ] আজম শাহ

১৬২. বরবক শাহের পৃষ্ঠপোষকতা পেয়েছেন কোন কবি? (জ্ঞান)
[ক] বিপ্রদাস
✅ বাসুদেব
[গ] বিজয় গুপ্ত
[ঘ] কবীন্দ্র পরমেশ্বর

১৬৩. সিকান্দার শাহকে অপসারণ করা হয় কেন? (অনুধাবন)
[ক] তিনি মূর্খ ছিলেন
[খ] তিনি অযোগ্য শাসক ছিলেন
✅ অসুস্থ ছিলেন
[ঘ] অত্যাচারী ছিলেন

১৬৪. হাবসি ক্রীতদাসরা সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কেন? (অনুধাবন)
✅ প্রতাপ হারানোর ভয়ে
[খ] অত্যাচারের ভয়ে
[গ] নির্যাতনের ভয়ে
[ঘ] প্রাণ বাঁচাতে

১৬৫. সুলতান শাহজাদা ফতেহ শাহকে হত্যা করার পিছনে কোন কারণটি বিদ্যমান বলে মনে কর? (উচ্চতর দক্ষতা)
[ক] ফতেহ শাহ সৎ পিতা ছিলেন
✅ ক্রীতদাসদের প্রলোভনের কারণে
[গ] ফতেহ শাহ অত্যাচারী ছিল
[ঘ] ফতেহ শাহ অযোগ্য শাসক ছিল

১৬৬. ইলিয়াস শাহী বংশের সর্বশেষ শাসক কে? (জ্ঞান)
[ক] বরবক শাহ
[খ] আযম শাহ
[গ] সিকান্দার শাহ
✅ ফতেহ শাহ

১৬৭. ইলিয়াস শাহী বংশের পতন হয় কীভাবে? (অনুধাবন)
[ক] সিকান্দার শাহকে হত্যার মাধ্যমে
[খ] ইলিয়াস শাহকে হত্যার মাধ্যমে
[গ] বরবক শাহকে হত্যার মাধ্যমে
✅ ফাতেহ শাহকে হত্যার মাধ্যমে

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৮. বরবক শাহ-ই- প্রথম- (অনুধাবন)
i. হাবসি ক্রীতদাস সংগ্রহ করেন
ii. ক্রীতদাসদের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন
iii. নির্বিচারে অভিজাতদের হত্যা করেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৯. ইলিয়াস শাহী বংশের পতন ঘটে- (অনুধাবন)
i. ইউসুফ শাহের মৃত্যুতে
ii. ফতেহ শাহ নিহত হলে
iii. শাহজাদার ষড়যন্ত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭০ ও ১৭১ নং প্রশ্নের উত্তর দাও :
দাখিল দরওয়াজার ছবি দেখে অন্তরা মুগ্ধ হয়। সে স্থানটি পরিদর্শনে যাওয়ার জন্য বাবার কাছে বায়না ধরে। বাবা বলেন দরজাটি বর্তমানে এদেশে নয় ভারতে।

১৭০. ছবিতে অন্তরার দেখা মধ্যযুগের নিদর্শনটি কার তৈরি? (প্রয়োগ)
[ক] ইলিয়াস শাহ
[খ] ইউসুফ শাহ
✅ বরবক শাহ
[ঘ] ফতেহ শাহ

১৭১. অন্তরার দেখা তোরণটি- (উচ্চতর দক্ষতা)
i. বিরাট
ii. সুন্দর
iii. উঁচু

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 হাবসি শাসন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৬৭
⚛ বাংলায় হাবসি শাসনের সময়কাল- মাত্র ছয় বছর।
⚛ বরবক শাহ উপাধি নিয়ে প্রথম বাংলার ক্ষমতায় বসেন- সুলতান শাহজাদা।
⚛ হাবসি সুলতান শাহজাদা নিহত হন- সেনাপতি মালিক আন্দিলের হাতে।
⚛ শামসুদ্দিন ফিরোজ শাহের গৌরবময় রাজত্বকাল- ১৪৮৭-১৪৯০ খ্রিষ্টাব্দ।
⚛ অত্যাচারী ও হত্যাকারী হিসেবে কুখ্যাতি ছিল- শামসুদ্দিন মোবারক শাহের।
⚛ বাংলায় হাবসি শাসনের অবসান ঘটে- মোবারক শাহের মৃত্যুর পর।
⚛ সাইফুদ্দিন ফিরোজ শাহ মারা যান- ১৪৯০ সালে।
⚛ শামসুদ্দিন ফিরোজ শাহের মৃত্যুর পর ক্ষমতায় আসেন- দ্বিতীয় নাসিরুদ্দিন মাহমুদ শাহ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭২. হাবসি শাসনের স্থায়িত্বকাল কত? (জ্ঞান)
[ক] চার বছর
[খ] পাঁচ বছর
✅ ছয় বছর
[ঘ] সাত বছর

১৭৩. মুজাফফর শাহের বিরুদ্ধে বিদ্রোহ হয় কেন? (অনুধাবন)
[ক] অযোগ্য শাসক ছিলেন
[খ] আরামপ্রিয় শাসক ছিলেন
[গ] তাকে সবাই পছন্দ করত না
✅ অত্যাচারী শাসক ছিলেন

১৭৪. হাবসি শাসনের পতন করেন কে? (জ্ঞান)
[ক] বরবক শাহ
[খ] ফতেহ শাহ
[গ] মাহমুদ শাহ
✅ সৈয়দ হুসেন

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭৫. বাংলার হাবসি শাসনের স্থায়িত্ব- (অনুধাবন)
i. ছয় বছর
ii. ১৪৮৭-১৪৯৩ খ্রিষ্টাব্দ
iii. অন্যায়ে পরিপূর্ণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৬. হাবসি সুলতানদের মধ্যে ছিল- (অনুধাবন)
i. সুলতান শাহজাদা
ii. মালিক আন্দিল
iii. মুজাফফর শাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭৭ ও ১৭৮ নং প্রশ্নের উত্তর দাও :
মধ্যযুগের বাংলার ইতিহাসে দুইজন বরবক শাহের পরিচয় পাওয়া যায়। কিন্তু এ দুই শাসনকর্তার কৃতিত্বে রয়েছে বিস্তর পার্থক্য।

১৭৭. অনুচ্ছেদের নামের সাথে জড়িয়ে আছে কোন বংশের নাম? (জ্ঞান)
✅ হাবসি বংশ
[খ] হোসেন শাহী বংশ
[গ] কররাণি বংশ
[ঘ] শূর বংশ

১৭৮. কাল বিবেচনায় অনুচ্ছেদের দ্বিতীয় শাসনকর্তা ছিলেন- (উচ্চতর দক্ষতা)
i. সুলতান শাহাজাদা
ii. হাবসি নেতা
iii. মালিক আন্দিলের হাতে নিহত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 হোসেন শাহী বংশ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৬৮
⚛ বাংলার গৌরবময় যুগ হোসেন শাহী আমলের স্থায়ীত্বকাল- ১৪৯৩-১৫৩৮ খ্রিষ্টাব্দ।
⚛ হোসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান- আলাউদ্দিন হোসেন শাহ।
⚛ আলাউদ্দিন হোসেন শাহের নির্দেশে প্রাণ হারান- ১২ হাজার হাবসি।
⚛ আলাউদ্দিন হোসেন শাহী বংশের গোড়াপত্তন করেন- সৈয়দ হোসেন।
⚛ বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যের আবির্ভাব ঘটে- হোসেন শাহী আমলে।
⚛ হিন্দু-মুসলিম সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে এক উজ্জ্বল প্রচেষ্টা- সত্যপীরের আরাধনা।
⚛ বাংলার মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয়- হোসেন শাহী যুগ।
⚛ ভারতে মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়- নুসরত শাহের আমলে।
⚛ গৌড়ের বড় সোনা মসজিদ নির্মিত হয়- নুসরত শাহের আমলে।
⚛ হোসেন শাহী বংশের শেষ সুলতান- গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭৯. দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি ছিলেন খলজি সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ। তার সাথে বাংলার কোন সুলতানের মিল পাওয়া যায়? (প্রয়োগ)
[ক] ফখরুদ্দিন মুবারক শাহ
[খ] শামসুদ্দিন ইলিয়াস শাহ
✅ আলাউদ্দিন হুসেন শাহ
[ঘ] নুসরত শাহ

১৮০. আলাউদ্দিন হুসেন শাহের ক্ষমতারোহণের পূর্বে সাম্রাজ্যের অবস্থা কেমন ছিল? (অনুধাবন)
✅ অরাজকতা ও বিশৃঙ্খলাপূর্ণ
[খ] সেনাবাহিনী কর্তৃক শাসিত
[গ] শান্তি ও শৃঙ্খল
[ঘ] সমৃদ্ধ

১৮১. আলাউদ্দিন হুসেন শাহের সিংহাসনে আরোহণের পূর্বে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছিল কেন? (অনুধাবন)
✅ হাবসি গোষ্ঠীর দুঃশাসনে
[খ] অর্থনৈতিক দুরাবস্থায়
[গ] ক্ষমতার অপব্যবহারে
[ঘ] দুর্নীতির প্রসারে

১৮২. সুলতানদের হত্যার পেছনে কারা ভূমিকা পালন করত? (জ্ঞান)
[ক] পাইক বাহিনী
✅ হাবসি গোষ্ঠী
[গ] ইংরেজ জাতি
[ঘ] বহিরাগত শত্রু

১৮৩. পাইক বাহিনীর ক্ষমতা বিনাশ করেন কে? (জ্ঞান)
[ক] বরবক শাহ
[খ] ঈশা খাঁ
✅ আলাউদ্দিন হুসেন শাহ
[ঘ] বাহাদুর শাহ

১৮৪. আলাউদ্দিন হুসেন শাহের নির্দেশে কত হাজার হাবসিকে হত্যা করা হয়? (অনুধাবন)
[ক] ৯
[খ] ১০
[গ] ১১
✅ ১২

১৮৫. কে গৌড় রাজ্যের নিকটবর্তী এক জায়গায় রাজধানী স্থানান্তর করেন? (জ্ঞান)
✅ আলাউদ্দিন হুসেন শাহ
[খ] নুসরাত শাহ
[গ] বরবক শাহ
[ঘ] মুজাফফর শাহ

১৮৬. আলাউদ্দিন হুসেন শাহ সকল কর্মচারীকে বরখাস্ত করেন কেন? (অনুধাবন)
[ক] দুর্নীতির কারণে
✅ নীচ বংশজাত অত্যাচারী হওয়ায়
[গ] কাজের অযোগ্য হওয়ায়
[ঘ] স্বজনপ্রীতির কারণে

১৮৭. রূপম ইতিহাস পড়ে জানতে পারল এক সুলতান কামরূপ ও কামতা জয় করে ঊড়িষ্যা ও ত্রিপুরা রাজ্যের কিছু অংশও জয় করেন। রূপমের পঠিত সুলতানের নাম কী? (জ্ঞান)
[ক] শামসুদ্দিন মুজাফফর শাহ
[খ] সুলতান বরবক শাহ
✅ আলাউদ্দিন হুসেন শাহ
[ঘ] সাইফুদ্দিন ফিরুজ শাহ

১৮৮. রাজ্যে ইসলামি সংস্কৃতির বিকাশের জন্য অনেক খানকাহ ও মাদ্রাসা নির্মাণ করেন কে? (জ্ঞান)
[ক] শামসুদ্দিন ফিরোজ শাহ
[খ] নাসিরউদ্দিন মাহমুদ শাহ
[গ] শামসুদ্দিন মুজাফফর শাহ
✅ আলাউদ্দিন হুসেন শাহ

১৮৯. আলাউদ্দিন হুসেন শাহ কত বছর রাজত্ব করেন? (জ্ঞান)
✅ ২৬
[খ] ২৭
[গ] ২৮
[ঘ] ২৯

১৯০. আলাউদ্দিন হুসেন শাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
[ক] ১৫১৮
✅ ১৫১৯
[গ] ১৫২০
[ঘ] ১৫২১

১৯১. আলাউদ্দিন হুসেন শাহের মৃত্যুর পর ক্ষমতায় বসেন কে? (জ্ঞান)
[ক] শামসুদ্দিন মুজাফফর শাহ
[খ] নাসির উদ্দিন মাহমুদ শাহ
✅ নুসরত শাহ
[ঘ] আদিল শাহ

১৯২. নুসরত শাহের শাসনামলে বাংলা অভিযানে সৈন্য পাঠান কে? (জ্ঞান)
[ক] আদিল শাহ
[খ] হুসেন শাহ
[গ] হুমায়ুন
✅ বাবর

১৯৩. নুসরত শাহ জনগণের প্রতি সহনশীল ও সহৃদয় ছিলেন। তিনি প্রজাদের পানিকষ্ট নিবারণের জন্য রাজ্যের বহুস্থানে কূপ ও পুকুর খনন করেছিলেন। এর ফলাফল কী হয়েছিল? (জ্ঞান)
✅ তিনি প্রজাদের নিকট জনপ্রিয় হয়েছিলেন
[খ] তিনি অর্থের অনেক অপচয় করেছিলেন
[গ] তিনি বার বার জনগণ দ্বারা নির্বাচিত হয়েছিলেন
[ঘ] তিনি বিশাল এক সংবর্ধনা পেয়েছিলেন

১৯৪. গৌড়ের বিখ্যাত ‘কদম রসুল’ ভবনের প্রকোষ্ঠে মঞ্চ নির্মাণ করেন কে? (জ্ঞান)
[ক] আলউদ্দিন হুসেন শাহ
✅ নুসরত শাহ
[গ] মুজাফফর শাহ
[ঘ] ফিরোজ শাহ

১৯৫. নুসরত শাহের সময় থেকে স্বাধীন সুলতানি যুগের পতন শুরু হয়। এর সূচনায় যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] দিল্লির সুলতানের সাথে তার সংঘর্ষ বেঁধে যায়
[খ] পিতার কীর্তি তিনি রক্ষা করতে পারেননি
[গ] মাহমুদ শাহের সাথে তার সংঘর্ষ চরমে পৌঁছে
✅ অহোম রাজ্যের সাথে বাংলার চরম সংঘর্ষ চলছিল

১৯৬. কত খ্রিষ্টাব্দে বাংলার দুইশত বছরের সুলতানি শাসনের অবসান ঘটে? (জ্ঞান)
[ক] ১৫৩০
[খ] ১৫৩৫
✅ ১৫৩৮
[ঘ] ১৫৩৯

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯৭. হুসেন শাহ শ্রীচৈতন্যের- (উচ্চতর দক্ষতা)
i. প্রতি উদার মনোভাব পোষণ করতেন
ii. ধর্মপ্রচারে সবরকমের সহায়তা করতেন
iii. শাসনের জন্য জায়গির দান করেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৮. সত্যপীরের আরাধনা- (উচ্চতর দক্ষতা)
i. হুসেন শাহের সময়কালীন
ii. হুসেন শাহের পতনের মূল কারণ
iii. হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি উজ্জ্বল প্রচেষ্টা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৯. হুসেন শাহের যুগের প্রখ্যাত কবি ও লেখক হলেন- (অনুধাবন)
i. মালাধর বসু
ii. পরাগল খান
iii. যশোরাজ খান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০০. হুসেন শাহ নিষ্ঠাবান ছিলেন- (অনুধাবন)
i. নিজ ধর্মের প্রতি
ii. সুফী সাধকদের প্রতি
iii. প্রজাদের প্রতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০১. মুঘলগণ হুসেন শাহী যুগের শেষ দিকে বাংলা অধিকারে ব্যর্থ হয়। এর কারণ- (উচ্চতর দক্ষতা)
i. আফগানের অধীনে বাংলা ছিল
ii. শূর খানের বিরোধিতা ছিল
iii. মুঘলরা দুর্বল ছিল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০২ ও ২০৩ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলার হিন্দু মুসলমান সম্প্রীতি যুগ যুগ ধরে। এ ধারায় বাংলায় আবির্ভাব ঘটে বৈষ্ণব ধর্মের। সে সময়টিও বাংলার ইতিহাসে উল্লেখযোগ্য।

২০২. অনুচ্ছেদের শাসনকালটি কার ছিল? (প্রয়োগ)
✅ হুসেন শাহ
[খ] বরবক শাহ
[গ] ইলিয়াস শাহ
[ঘ] সিকান্দার শাহ

২০৩. উক্ত সময়ের ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. শ্রীচৈতন্যের আবির্ভাব
ii. সত্যপীরের আরাধনা
iii. রাজার অত্যাচার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 আফগান শাসন ও বারভূঁইয়া (১৫৩৮-১৫৭৬) খ্রিষ্টাব্দ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৭১
⚛ সমগ্র ভারতের অধিপতি হবার স্বপ্ন ছিল- আফগান নেতা শের খানের।
⚛ গৌড়ের প্রাসাদ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হুমায়ুন এর নাম দেন- জান্নাতাবাদ।
⚛ শের শাহের সাম্রাজ্যভূক্ত ছিল- সমগ্র বাংলাদেশ।
⚛ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়- ১৫৫৬ খ্রিষ্টাব্দে।
⚛ শেষ আফগান শাসক দাউদ কররাণির চূড়ান্ত পরাজয় ঘটে- রাজমহলের যুদ্ধে।
⚛ আফগানরা মোঘলদের হাতে পরাজিত হয়- পানিপথের যুদ্ধে।
⚛ বারো ভূঁইয়া বলতে বোঝায়- অনির্দিষ্ট সংখ্যক জমিদার।
⚛ বাংলার ইতিহাসে বারো ভূঁইয়াদের আবির্ভাব হয়- ষোল-সতের দশকের মাঝামাঝি।
⚛ ঈসা খান ধারণ করেছিলেন- ‘মসনদ-ই-আলা’ উপাধি।
⚛ বারো ভূঁইয়াদের দমন করে এদেশে মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন- সম্রাট জাহাঙ্গীর।
⚛ ঢাকার পূর্ব নাম ছিল- জাহাঙ্গীর নগর।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০৪. মুঘলরা বাংলার অভ্যন্তরে প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারেনি। এর প্রকৃত কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] বাংলার আফগানরা বাধা দিয়েছিল
✅ বার ভূঁইয়ারা মেনে নেয় নি
[গ] সাধারণ মানুষেরা বাধা দিয়েছিল
[ঘ] সেনাবাহিনী দুর্বল হয়ে পড়েছিল

২০৫. মুঘলরা প্রথমদিকে বাংলায় প্রবেশ করতে ব্যর্থ হয় কেন? (অনুধাবন)
✅ আফগানদের কারণে
[খ] সুলতানদের কারণে
[গ] রাজাদের কারণে
[ঘ] অভিজাতদের কারণে

২০৬. সম্রাট হুমায়ুন কয় মাস গৌড়ে ছিলেন? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
✅ ৬

২০৭. ‘শের শাহ’ কার উপাধি ছিল? (জ্ঞান)
✅ শের খান
[খ] হুমায়ুন
[গ] জালাল খান
[ঘ] বাবর

২০৮. বাংলার আফগান শাসক মুহম্মদ খান শূর স্বাধীনতা ঘোষণা করেন কখন? (অনুধাবন)
✅ ইসলাম খানের মৃত্যুর সঙ্গে সঙ্গে
[খ] জালাল খানের মৃত্যুর সঙ্গে সঙ্গে
[গ] ঈসা খানের মৃত্যুর সঙ্গে সঙ্গে
[ঘ] মূসা খানের মৃত্যুর সঙ্গে সঙ্গে

২০৯. আদিল শাহ শূরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন কেন? (অনুধাবন)
[ক] দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে
✅ উত্তর ভারতে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে
[গ] পশ্চিম ভারতে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে
[ঘ] পূর্ব ভারতে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে

২১০. খিজির খান কখন গিয়াসউদ্দিন বাহাদুর শাহ উপাধি গ্রহণ করেন? (অনুধাবন)
✅ পিতার মৃত্যুর সংবাদ পেয়ে
[খ] মাতার মৃত্যুর সংবাদ পেয়ে
[গ] ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে
[ঘ] বোনের মৃত্যুর সংবাদ পেয়ে

২১১. মুঘল বাদশাহ হুমায়ুন স্বীয় রাজ্য পুনরুদ্ধার করেন কীভাবে? (অনুধাবন)
✅ শের শাহের বংশধরদের দুর্বলতার সুযোগে
[খ] রাজনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে
[গ] শের শাহের অসুস্থতার কারণে
[ঘ] শের শাহের অজ্ঞতার কারণে

২১২. বাংলাবিজয়ী আফগান সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ জৌনপুরের দিকে অগ্রসর হলে মুঘল সেনাপতি ‘ক’ তার গতিরোধ করেন। এখানে ‘ক’ কাকে নির্দেশ করে? (প্রয়োগ)
✅ খান-ই-জামান
[খ] বাহাদুর শাহ
[গ] গিয়াসউদ্দিন
[ঘ] সুজাউদ্দিন

২১৩. আফগান শাসক ‘H’ নিজেকে সম্রাট আকবরের সমকক্ষ ভাবতেন। ‘H’ কাকে নির্দেশ করে? (প্রয়োগ)
✅ দাউদ খান কররাণি
[খ] তাজ খান কররাণি
[গ] মুজাফফর
[ঘ] জালাল খান

২১৪. সুলায়মান খান কররাণি কত সালে বাংলার সিংহাসনে বসে? (জ্ঞান)
[ক] ১৫৬০
[খ] ১৫৬২
[গ] ১৫৬৩
✅ ১৫৬৫

২১৫. বাংলার শেষ আফগান শাসক কে ছিলেন? (জ্ঞান)
✅ দাউদ করবাণি
[খ] তাজ খান করবাণি
[গ] মুসা খান
[ঘ] খিজির খান

২১৬. আফগানরা কাদের শত্রু ছিল? (অনুধাবন)
[ক] বার ভূঁইয়াদের
[খ] সুবেদারদের
[গ] নবাবদের
✅ মুঘলদের

২১৭. আকবর দাউদ কররাণির ওপর ক্ষুব্ধ হন কেন? (অনুধাবন)
✅ স্বাধীনচেতা মনোভাবের জন্য
[খ] উজির লোদীকে হত্যা করার জন্য
[গ] আকবরের রাজত্ব আক্রমণের জন্য
[ঘ] মুনিম খানকে পরামর্শ দেয়ার জন্য

২১৮. আকবর কররাণি রাজ্য আক্রমণ করতে নির্দেশ দেন কাকে? (অনুধাবন)
[ক] উজির লোদীকে
✅ মুনিম খানকে
[গ] তাজখানকে
[ঘ] সুলায়মানকে

২১৯. মুনিম খানের সাথে বন্ধুত্ব ছিল কার? (জ্ঞান)
[ক] দাউদ খানের
[খ] শূর খানের
✅ লোদী খানের
[ঘ] সুলায়মান খানের

২২০. ভাটি অঞ্চলের জমিদার কে ছিলেন? (জ্ঞান)
[ক] তাজ খান
[খ] দাউদ খান
[গ] শূরখান
✅ ঈসা খান

২২১. প্রায় সমগ্র ভারবতবর্ষ জয় করেও একজন মুঘল শাসক সমগ্র বাংলার ওপর তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। এখানে কার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
✅ সম্রাট আকবর
[খ] সম্রাট বাবর
[গ] সম্রাট হুমায়ন
[ঘ] সম্রাট কামরান

২২২. বাংলার স্বাধীনতা রক্ষার জন্য স্থানীয় জমিদারগণ একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বাংলার ইতিহাসে এরা কী নামে পরিচিত? (প্রয়োগ)
[ক] সুবাদার
✅ বার ভূঁইয়া
[গ] নবাব
[ঘ] পাঠান

২২৩. ঈসা খানের পিতার রাজধানী ছিল কোথায়? (জ্ঞান)
[ক] সোনারগাঁও
✅ কাতরাবু
[গ] ঢাকা
[ঘ] লালবাগ

২২৪. ঈসা খানের মৃত্যু হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৫৯৭
[খ] ১৫৯৮
✅ ১৫৯৯
[ঘ] ১৬০০

২২৫. ইসলাম খান কত খ্রিষ্টাব্দে বাংলার সুবাদার নিযুক্ত হন? (জ্ঞান)
[ক] ১৬০৫
[খ] ১৬০৭
✅ ১৬০৮
[ঘ] ১৬১০

২২৬. ঈসা খানের পিতার রাজধানী ছিল কোথায়? (জ্ঞান)
[ক] সোনারগাঁও
✅ কাতরাবু
[গ] ঢাকা
[ঘ] লালবাগ

২২৭. ইসলাম খান ঢাকায় রাজধানী স্থানান্তর করেন। এর পিছনে কোন কারণটি যৌক্তিক? (উচ্চতর দক্ষতা)
[ক] রাজধানীর নিরাপত্তা
✅ জমিদারদের বশীভূত করার জন্য
[গ] মুসা খানকে দমন করার জন্য
[ঘ] ঈসা খানকে দমন করার জন্য

২২৮. ইসলাম খান কীভাবে বার ভূঁইয়াদের মোকাবিলা করেন? (অনুধাবন)
[ক] পদাতিক বাহিনীর সহায়তায়
✅ নৌবহরের সহায়তায়
[গ] অস্ত্র ব্যবহার করে
[ঘ] গোলাবারুদ ব্যবহার করে

২২৯. ইসলাম খান শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। এর কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] জমিদারদের আনুগত্য লাভ
[খ] বার ভূঁইয়াদের দমনের জন্য
[গ] মুঘলদের দমনের জন্য
✅ বার ভূঁইয়ারা নদীমাতৃক অঞ্চলে বসবাস করত

২৩০. বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তাই বাংলার শাসনক্ষমতা বজায় রাখার জন্য কোনটির প্রয়োজন ছিল? (উচ্চতর দক্ষতা)
[ক] খাল খনন ও সেতু নির্মাণ
✅ শক্তিশালী নৌবাহিনী
[গ] শক্তিশালী সেনাবাহিনী
[ঘ] রাজধানীর পরিবর্তন

২৩১. অন্যান্য জমিদার সহজেই মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করেছিলেন কেন? (অনুধাবন)
[ক] ঈসা খান আত্মসমর্পণ করেছিলেন
✅ মূসা খান আত্মসমর্পণ করেছিলেন
[গ] মুমিন খান আত্মসমর্পণ করেছিলেন
[ঘ] ইসলাম খান আত্মসমর্পণ করেছিলেন

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩২. বাংলাকে মুঘল অধিকারে নিয়ে আসতে চেষ্টা করেন- (প্রয়োগ)
i. সম্রাট বাবর
ii. সম্রাট হুমায়ুন
iii. সম্রাট শাহজাহান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৩. ‘জান্নাতবাদ’ ছিল- (অনুধাবন)
i. গৌড়ের নাম
ii. সম্রাট হুমায়ুন প্রদত্ত নাম
iii. হুমায়ুনের সমাধি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৪. ১৫৩৮ খ্রিষ্টাব্দে বাংলায়- (অনুধাবন)
i. স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে
ii. বিদেশি শক্তিসমূহ আক্রমণ করে
iii. মুঘল আধিপত্য স্থায়ী হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৫. সম্রাট আকবর বাংলা আক্রমণ করেন- (অনুধাবন)
i. পূর্ব শত্রুতার জন্য
ii. দাউদ কররাণিকে দমনের জন্য
iii. বার ভূঁইয়াদের দমনের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৬. বাংলার বড় বড় জমিদারদের বার ভূঁইয়া বলার প্রকৃত কারণ- (অনুধাবন)
i. সংখ্যায় অনেক ছিল
ii. সংখ্যায় বার ছিল
iii. মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রাম করত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৭. বাংলার বার ভূঁইয়াদের ক্ষেত্রে প্রযোজ্য বলে প্রতীয়মান হয়- (উচ্চতর দক্ষতা)
i. শক্তিশালী সৈন্যদল ও নৌবহর ছিল
ii. নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন
iii. স্বাধীনতা রক্ষা একজোট হয়ে শত্রুর বিরুদ্ধে মোকাবিলা করত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৮. বাংলার বার ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করার উদ্দেশ্যে সুবাদার ইসলাম খান- (উচ্চতর দক্ষতা))
i. শক্তিশালী নৌবহর গড়ে তোলেন
ii. ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর
iii. রাজধানী ঢাকায় স্থানান্তর করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৯. ঈসা খান, মূসা খান নাম দুটি জড়িয়ে আছে- (প্রয়োগ)
i. স্বাধীন জমিদারির সাথে
ii. সোনারগাঁওয়ের ইতিহাসের সাথে
iii. বার ভূঁইয়াদের সাথে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪০ ও ২৪১ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলায় মুঘলদের রাজত্ব নিরবচ্ছিন্ন ছিল না। এতে ছেদ সৃষ্টি করেন এক বীর আফগান।

২৪০. কার আমলে অনুচ্ছেদে উল্লিখিত ছেদ সৃষ্টি হয়? (প্রয়োগ)
ক সম্রাট বাবর
[খ] সম্রাট আকবর
✅ সম্রাট হুমায়ুন
[ঘ] সম্রাট শাহজাহান

২৪১. উক্ত সময়ে দিল্লির সিংহাসন ছিল- (উচ্চতর দক্ষতা)
i. আফগানদের অধীনে
ii. বাংলার অধীন
iii. দলাদলিতে কন্টকাকীর্ণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪২ ও ২৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে আদিল এর ইতিহাস জানতে পারে। জানতে পারে ‘বারভূঁইয়াদের’ কথা।

২৪২. আদিল কাদের কথা জানতে পারবে? (প্রয়োগ)
ক আফগানদের কথা
[খ] মুঘলদের কথা
✅ জমিদারদের কথা
[ঘ] জায়গিরদারদের কথা

২৪৩. আদিল যে সময়ের ইতিহাস জানে সেটি হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. মুঘল আমলে বাংলার অবস্থা
ii. আফগান আক্রমণে বাংলার অবস্থা
iii. মানসিংহের আক্রমণে বাংলার অবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের ছকটি লক্ষ করে ২৪৪ ও ২৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
সিলেটবোকাইনগর
নোয়াখালীভুলুয়া

২৪৪. ছকটি কাদের নির্দেশ করে? (প্রয়োগ)
ক মুঘলদের
[খ] আফগানদের
[গ] কররাণিদের
✅ বার ভূঁইয়াদের

২৪৫. ছকের সাথে জড়িত- (উচ্চতর দক্ষতা)
i. ওসমান খানের নাম
ii. লক্ষণ মানিক্যের নাম
iii. সত্যজিৎ-এর নাম

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 মুঘল শাসন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৭৬
⚛ সুবাদারী শাসনের স্বর্ণযুগ ছিল- সতেরো-আঠারো শতকের প্রথম দিকে।
⚛ সুবাদার ইসলাম খান বারো ভূঁইয়াদের দমন করে বাংলায় সুবাদারী শাসন প্রতিষ্ঠা করেন- ১৬১০ সালে।
⚛ একজন সুদক্ষ সেনাপতি ও দূরদর্শী শাসক ছিলেন- শায়েস্তা খান।
⚛ মুর্শিদ কুলী খানের সর্বাধিক স্মরণীয় কীর্তি হলো- রাজস্ব সংস্কার।
⚛ পর্তুগীজদের শক্ত হাতে দমন করেন- কাসিম খান।
⚛ বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেন- শায়েস্তা খান।
⚛ টাকায় আট মন চাল পাওয়া যেত- শায়েস্তা খানের আমলে।
⚛ বাংলায় স্থাপত্য শিল্পের বিকাশের স্বর্ণযুগ বলা হয়- শায়েস্তা খানের যুগ।
⚛ পলাশীর যুদ্ধ সংগঠিত হয়- ২৩ জুন ১৭৫৭ সালে।
⚛ বাংলার মধ্যযুগের অবসান ঘটে- নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর।
⚛ বর্গী নামে পরিচিত ছিল- মারাঠা দস্যুরা।
⚛ স্বন্দীপ ও চট্টগ্রাম অধিকার করেন- আলীবর্দী খান।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪৬. বাংলায় মুঘল শাসন কয়টি পর্বে বিভক্ত? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৪৭. নবাবি শাসন বলতে মূলত কী বোঝায়? (অনুধাবন)
[ক] নবাবদের শাসন
[খ] যে শাসনে নবাবেরা জড়িত নয়
[গ] শাসনের স্বর্ণযুগ
✅ মুঘল শাসনের একটি ধাপ

২৪৮. মি. ‘ক’ শক্ত হাতে পর্তুগিজদের দমন করেন। ‘ক’ এর সাথে কোনটির সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
✅ কাসিম খান জুয়িনী
[খ] ইসলাম খান
[গ] জালাল খান
[ঘ] মুজাফফর খান

২৪৯. শাহ সুজার শাসনামলে ইংরেজ ক্ষমতা বৃদ্ধি পায়। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ ইংরেজরা বাড়তি সুবিধা লাভ করেছিল
[খ] দুর্বল শাসক ছিলেন
[গ] শাহ সুজার সৈন্যসামন্ত কম ছিল
[ঘ] শাহসুজা অজ্ঞ ছিল

২৫০. শাহ সুজা পরাজিত হয়ে কোথায় গমন করেন? (জ্ঞান)
✅ আরাকান
[খ] ইরাক
[গ] চীন
[ঘ] আমেরিকা

২৫১. মীর জুমলা জাহাঙ্গীরনগর পর্যন্ত এসেছিলেন কেন? (অনুধাবন)
[ক] নাসিরুদ্দিনকে দমন করার জন্য
✅ শাহ সুজাকে দমন করার জন্য
[গ] ইবনে বতুতাকে দমন করার জন্য
[ঘ] মূসা খানকে দমন করার জন্য

২৫২. আওরঙ্গজেবের মামার নাম কী? (জ্ঞান)
[ক] কেদার খান
[খ] কুলি খান
[গ] ইসলাম খান
✅ শায়েস্তা খান

২৫৩. সুবাদার শায়েস্তা খান মগদের উৎপাত হতে বাংলার জনগণকে রক্ষা করে আরাকানি জলদস্যুদের সম্পূর্ণরূপে উৎখাত করেন। এর ফলাফল কী দাঁড়ায়? (উচ্চতর দক্ষতা)
✅ জানমাল রক্ষা হয়
[খ] দূরদর্শিতা প্রকাশ পায়
[গ] শায়েস্তা খানের রাজত্ব মজবুত হয়
[ঘ] পরী বিবির মৃত্যু হয়

২৫৪. শায়েস্তা খান দ্বিতীয় বারের মতো কখন বাংলার সুবাদার হন? (জ্ঞান)
[ক] ১৬৭৬
[খ] ১৬৭৭
[গ] ১৬৭৮
✅ ১৬৭৯

২৫৫. লালবাগ দুর্গ নির্মাণ শুরু করেন কে? (জ্ঞান)
[ক] ইসলাম খান
✅ শায়েস্তা খান
[গ] শাহজাদা আজম
[ঘ] পরী বিবি

২৫৬. মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর বাংলার সুবাদারগণ স্বাধীনভাবে বাংলা শাসন করতেন কোন কারণে? (অনুধাবন)
✅ মুঘল শাসনের দুর্বলতার কারণে
[খ] সম্রাট অনুপস্থিত থাকার কারণে
[গ] প্রশাসন ভেঙ্গে যাওয়ার কারণে
[ঘ] জনগণের চাহিদার কারণে

২৫৭. নবাব মুর্শিদ কুলী খান কীসের ওপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করেছিলেন? (অনুধাবন)
✅ ভূমি জরিপ করে
[খ] কৃষকদের সামর্থ্য বিবেচনা না করে
[গ] জমিকে একশ্রেণির কৃষকদের মাঝে বিতরণ করে
[ঘ] বিবেচনা সাপেক্ষে

২৫৮. সরফরাজ খানের সময় বাংলায় বিশৃঙ্খলা দেখা দেয়। এটি কী প্রমাণ করে? (উচ্চতর দক্ষতা)
[ক] দুর্বল শাসক ছিলেন
[খ] অত্যাচারী শাসক ছিলেন
✅ অযোগ্য শাসক ছিলেন
[ঘ] মূর্খ শাসক ছিলেন

২৫৯. ‘A’ নামক ব্যক্তি বাহুবলে নবাবি পদ লাভ করেন। ‘A’ এর সাথে কোনটির সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
✅ আলীবর্দী খান
[খ] ঈসা খান
[গ] শায়েস্তা খান
[ঘ] মূসা খান

২৬০. আলীবর্দীর শাসনকাল কত ছিল? (জ্ঞান)
✅ ১৭৪০-১৭৫৬
[খ] ১৬৪০-১৬৫৬
[গ] ১৭৫০-১৭৬০
[ঘ] ১৭৫৫-১৭৬০

২৬১. বাংলা থেকে বর্গিদের উচ্ছেদ করেন কে? (জ্ঞান)
✅ আলীবর্দী খান
[খ] মুকাররম খান
[গ] ইসলাম খান
[ঘ] সুজাউদ্দিন খান

২৬২. আলীবর্দী খানের কনিষ্ঠা কন্যার নাম কী? (জ্ঞান)
[ক] ঘষেটি বেগম
[খ] মুন্নী বেগম
✅ আমেনা বেগম
[ঘ] জিনাত-উন-নিসা

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬৩. মীর জুমলার মৃত্যুর পর অস্থায়ী সুবাদার হিসেবে বাংলা শাসন করেন- (প্রয়োগ)
i. দিলির খান
ii. দাউদ খান
iii. ঈসা খান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৪. শায়েস্তা খান ছিলেন- (প্রয়োগ)
i. সুদক্ষ সেনাপতি
ii. দূরদর্শী শাসক
iii. অদক্ষ শাসক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৫. সুবাদার শায়েস্তা খান মুঘল শাসন সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত করেন- (প্রয়োগ)
i. কুচবিহারে
ii. কামরূপে
iii. ত্রিপুরায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৬. মুর্শিদকুলী খানের আমলে বিদেশি বণিকদের ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে- (অনুধাবন)
i. চুঁচুড়া
ii. চন্দননগর
iii. গোয়াহাটী

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৭. শায়েস্তা খান ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে- (প্রয়োগ)
i. বিদেশি বণিকদের উৎসাহিত করতেন
ii. বিদেশি বণিকদের অর্থ দিতেন
iii. বিদেশি বণিকদের সুযোগ দিতেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৮. শায়েস্তা খানের নগরী ছিল- (অনুধাবন)
i. সুরম্য অট্টালিকায় সজ্জিত
ii. ঢাকা
iii. মুর্শিদাবাদ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৯. শায়েস্তা খান স্মরণীয় হয়ে আছেন- (অনুধাবন)
i. দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য
ii. কৃষিক্ষেত্রে অভাবিত সাফল্যের জন্য
iii. জনকল্যাণমূলক কাজের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭০. বাংলার সুলতানি ও মুঘল আমলের শাসনব্যবস্থায় বিভিন্নক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হলেও যে সকল ক্ষেত্রে সাদৃশ্য ছিল- (উচ্চতর দক্ষতা)
i. মুসলিম সমাজ কাঠামো স্থাপন
ii. পোশাক-পরিচ্ছদে পরিবর্তন
iii. স্থানীয় রীতিনীতির প্রবর্তন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭১. নবাবি শাসন মূলত- (উচ্চতর দক্ষতা)
i. মুঘল শাসনের একটি ধাপ
ii. নবাবদের শাসন
iii. ইংরেজদের শাসন

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] ii ও iii

২৭২. পলাশীর যুদ্ধের আগে ইংরেজদের সাথে মীর জাফরের গোপন চুক্তির শর্ত ছিল- (অনুধাবন)
i. নবাবদের কাছ থেকে সুবিধা আদায় করা
ii. মীর জাফরকে বাংলার নবাব হিসেবে সিংহাসনে বসানো
iii. চব্বিশ পরগনার জমিদারি কোম্পানিকে দেওয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭৩. সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হওয়ার কারণ- (অনুধাবন)
i. ইংরেজদের প্রবল ক্ষমতা
ii. অদূরদর্শিতা
iii. সেনাপতির বিশ্বাসঘাতকতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭৪ ও ২৭৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ‘A’ এর কোনো পুত্র সন্তান না থাকায় ভ্রাতৃষ্পুত্রকে সকল সম্পত্তি দান করেন। এতে তার স্ত্রী তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন।

২৭৪. অনুচ্ছেদে ‘A’ এর সাথে কোন ব্যক্তির মিল রয়েছে? (প্রয়োগ)
[ক] শায়েস্তা খান
✅ আলীবর্দী খান
[গ] ঈসা খান
[ঘ] জালাল খান

২৭৫. অনুচ্ছেদে ‘A’ এর সাথে কোন আচরণের মিল রয়েছে? (প্রয়োগ)
i. লোভ
ii. হিংসা
iii. ভালোবাসা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭৬, ২৭৭ ও ২৭৮ নং প্রশ্নের উত্তর দাও :
রূপনগরের শেষ রাজার প্রাসাদের ভিতরে তার ঘনিষ্ঠজনেরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রাসাদের এ ষড়যন্ত্রকে কাজে লাগায় সেখানে বাণিজ্য করতে আসা বিদেশি বণিকরা। ফলে বণিক গোষ্ঠীর সাথে রাজার যুদ্ধ হয় এবং তিনি পরাজিত ও নিহত হন।

২৭৬. অনুচ্ছেদের রাজা বাংলার কোন নবাবের প্রতিচ্ছবি? (প্রয়োগ)
✅ নবাব সিরাজউদ্দৌলা
[খ] নবাব মুর্শিদকুলী খান
[গ] নবাব শায়েস্তা খান
[ঘ] নবাব আলীবর্দী খান

২৭৭. উক্ত নবাবের বিরুদ্ধে প্রাসাদের ভিতরের ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম-
i. ঘষেটি বেগম
ii. মীরজাফর
iii. কেদার রায়

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৭৮. উক্ত নবাবের পরাজয়ের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়
ii. নবাব নতুন সৈন্য সংগ্রহ করে
iii. বাংলায় মধ্যযুগের অবসান ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Post a Comment (0)
Previous Post Next Post