SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৫ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
পঞ্চম অধ্যায়

Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-05
History of Bangladesh and World Civilization
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস

১. প্রাচীনকাল থেকে বিশ্বখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো?
[ক] রেয়ন
[খ] রেশমি
✅ মসলিন
[ঘ] পশমি

২. প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর বলা হয়, কেননা এ সময়ে-
i. বাংলার প্রধান ফসল ছিল ধান
ii. ইক্ষু, তুলা ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল
iii. প্রধান অর্থকরী ফসল ছিল পাট

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] ii ও iii
✅ i ও ii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
কবিতা গ্রীষ্মের ছুটিতে মা-বাবার সাথে কুমিল্লার ময়নামতিতে শালবন বিহার পরিদর্শনে যায়। সেখানে গিয়ে লক্ষ করে যে বিহারের মধ্যখানে উঁচু ঢিবির ওপর কেন্দ্রীয় মন্দির, চারপাশে বৌদ্ধ ভিক্ষুদের জন্য অসংখ্য কক্ষ, দেওয়ালে টেরাকাটা অঙ্কন। সবকিছু মিলিয়ে অপূর্ব প্রাচীন নিদর্শন।

৩. কবিতার দেখা প্রাচীন নিদর্শনের বৈশিষ্ট্যের সাথে প্রাচীন বাংলার কোন নিদর্শনের মিল খুঁজে পাওয়া যায়?
[ক] ঢাকার আশরাফপুরের
[খ] চট্টগ্রামের ঝেওয়ারির
✅ নওগাঁর পাহাড়পুরের
[ঘ] বাঁকুড়ার বহুলাড়ার

৪. উক্ত প্রাচীন নিদর্শনে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, তা হলো-
i. বৌদ্ধদের নির্মিত
ii. জ্ঞান সাধনার স্থান
iii. দেশে বিদেশে যথেষ্ট খ্যাতি রয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. পূর্ববঙ্গে মানুষের খুব প্রিয় খাবার ছিল- (সকল বোর্ড - ২০১৬)
[ক] ভাত ও মাছ
[খ] মাংস ও সবজি
[গ] মাংস ও দুধ
✅ ইলিশ ও শুঁটকি

২. ওয়ারী-বটেশ্বরে কত বৎসর পূর্বের ধ্বংসাবশেষ পাওয়া গেছে? (সকল বোর্ড - ২০১৬)
[ক] ২৩০০
[খ] ২৪০০
✅ ২৫০০
[ঘ] ২৬০০

৩. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে কোনটি সঠিক? (সকল বোর্ড - ২০১৬)
[ক] সংস্কৃত ➜ অপভ্রংশ ➜ প্রাকৃত ➜ বাংলা
[খ] প্রাকৃত ➜ সংস্কৃত ➜ অপভ্রংশ ➜ বাংলা
✅ সংস্কৃত ➜ প্রাকৃত ➜ অপভ্রংশ ➜ বাংলা
[ঘ] অপভ্রংশ ➜ প্রাকৃত ➜ সংস্কৃত ➜ বাংলা

৪. এখন পর্যন্ত মোট কতটি চর্যাপদ পাওয়া গেছে? (সকল বোর্ড - ২০১৫)
[ক] ৪৫
[খ] ৪৬
✅ ৪৭
[ঘ] ৪৮

৫. বাংলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মিশে যায় কোন জাতি? (বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] গৌড়
[খ] আর্য
✅ আলপাইন
[ঘ] বাঙালি

৬. বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠার পূর্বে কোন সমাজব্যবস্থা ছিল সর্বেসর্বা? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
✅ কৌম সমাজ
[খ] কৌলিন্য সমাজ
[গ] ব্রা‏হ্মণ সমাজ
[ঘ] কায়স্থ সমাজ

৭. প্রাচীন সমাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করতেন কারা? (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ ব্রা‏হ্মণরা
[খ] ক্ষত্রিয়রা
[গ] বৈশ্যরা
[ঘ] শূদ্ররা

৮. প্রাচীন বাংলায় ক্ষত্রিয়দের পেশা কী ছিল? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] অধ্যয়ন করা
✅ যুদ্ধ করা
[গ] অধ্যাপনা করা
[ঘ] পূজা-পার্বণ করা

৯. প্রাচীন বাংলায় শূদ্রদের পেশা ছিল নিচের কোনটি? (ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ব্যবসা-বাণিজ্য
✅ কৃষিকাজ
[গ] যুদ্ধ
[ঘ] পূজা-পার্বণ পরিচালনা

১০. প্রাচীন বাংলায় ধনসম্পত্তিতে কাদের কোনো আইনগত অধিকার ছিল না? (পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ছেলে
[খ] পুরুষ
[গ] মা-বাবা
✅ নারী

১১. প্রাচীন বাংলায় যাতায়াতের প্রধান মাধ্যম কী ছিল? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ গরুর গাড়ি
[খ] শকট
[গ] জাহাজ
[ঘ] বাস

১২. বাংলায় মধ্যযুগের সূচনা শুরু হয় কোন সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] হিন্দু
✅ মুসলিম
[গ] বৌদ্ধ
[ঘ] খ্রিষ্টান

১৩. প্রাচীন বাংলায় জমির প্রকৃত মালিক ছিল কে? (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] কৃষক
[খ] মজুর
✅ রাজা
[ঘ] বর্গাচাষি

১৪. বিশ্বখ্যাত মসলিন কাপড় বাংলায় তৈরি হয় কোন সময় থেকে? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] মধ্য যুগ
[খ] আধুনিক যুগ
[গ] প্রস্তর যুগ
✅ প্রাচীন যুগ

১৫. প্রাচীন বাংলার কত গজ মসলিন একটি নস্যের কৌটায় ভরা যেত? (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ১৮
[খ] ১৯
✅ ২০
[ঘ] ২১

১৬. প্রাচীনকালের ব্যবসায়-বাণিজ্যের মাধ্যম হিসেবে নিচের কোনটি প্রচলিত ছিল? (বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] দাসপ্রথা
[খ] করপ্রথা
✅ বিনিময় প্রথা
[ঘ] কুপ্রথা

১৭. বর্তমান সময়ে ব্যবসা-বাণিজ্যের ক্রয়-বিক্রয়ের প্রধান মাধ্যম যেমন টাকা-পয়সা ঠিক তেমনি প্রাচীন বাংলায় কোনটি প্রচলিত ছিল? (বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ)
[ক] রুপি
✅ বিনিময় প্রথা
[গ] টাকা
[ঘ] বর্ণ প্রথা

১৮. বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কত খ্রিষ্টপূর্ব শতকে? (বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
✅ চতুর্থ

১৯. সোমপুর বিহারটি নির্মিত হয় কত শতকে? (বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ)
[ক] সপ্তম
✅ অষ্টম
[গ] নবম
[ঘ] দশম

২০. বাংলার সবচেয়ে প্রাচীন মন্দিরটির অবস্থান ছিল কোথায়? (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর)
[ক] সমতটে
[খ] রাঢ়ে
✅ বর্ধমানে
[ঘ] পুণ্ড্রবর্ধনে

২১. দিনাজপুর জেলার বানগড়ে নির্মিত মন্দিরটি কীসের তৈরি? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] লোহার
[খ] কাঠের
[গ] ব্রোঞ্জের
✅ প্রস্তরের

২২. উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] সাভারে
[খ] গাজীপুরে
✅ নরসিংদীতে
[ঘ] মানিকগঞ্জে

২৩. বিষ্ণুর রেখাচিত্রটি পাওয়া যায় কোন তাম্রশাসনে? (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ ডোম্মনপালের
[খ] ধর্মপালের
[গ] দেবপালের
[ঘ] মহীপালের

২৪. শ্যামদেশ এর বর্তমান নাম কী? (কালেক্টরেট স্কুল, ঠাকুরগাঁও)
[ক] ইরান
[খ] বাহরাইন
✅ থাইল্যান্ড
[ঘ] মায়ানমার

২৫. বাংলার প্রাচীনতম অধিবাসীরা কোন গোষ্ঠীর মানুষ? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] নিষাদ
[খ] কোল
✅ অস্ট্রিক
[ঘ] ভিল

২৬. আর্যদের ভাষার নাম কী? (আল হেরা একাডেমি, পাবনা; বাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] তামিল
[খ] তেলেগু
✅ বৈদিক
[ঘ] অস্ট্রিক

২৭. বর্তমান পর্যন্ত মোট কতটি চর্যাপদ পাওয়া গেছে? (বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ৪৫
[খ] ৪৬
✅ ৪৭
[ঘ] ৪৮

২৮. আর‌্যাবতে সবচেয়ে প্রাচীন শৈব সম্প্রদায় কোনটি? (বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ)
[ক] বৈষ্ণব
[খ] ব্রা‏হ্মণ
[গ] জৈন
✅ পশুপতি

২৯. জৈনধর্মের প্রভাব কমে এসেছিল কোন যুগের শুরুতে? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] মৌর্য
✅ পাল
[গ] গুপ্ত
[ঘ] সেন

৩০. ষষ্ঠ শতকে বাংলার কোথায় অসংখ্য বৌদ্ধ বিহার ছিল? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] বগুড়ায়
[খ] রংপুরে
[গ] নওগাঁয়
✅ কুমিল্লায়

৩১. ময়নামতি কোথায় অবস্থিত? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] রাজশাহী
✅ কুমিল্লা
[গ] নটোর
[ঘ] বগুড়া

৩২. শালবন বিহার নির্মাণ করেন কে? (বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] অতীশ দীপঙ্কর
[খ] অশোক
✅ শ্রীভবদেব
[ঘ] শশাঙ্ক

৩৩. দ্বাদশ শতকের শেষদিকে প্রথমে মগধ ও পরে উত্তর বাংলার বৌদ্ধ বিহার ও মন্দিরগুলো ধ্বংস হয় কীভাবে? (বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ)
[ক] গ্রিক আক্রমণের ফলে
[খ] পারসিক আক্রমণের ফলে
✅ তুর্কি আক্রমণের ফলে
[ঘ] আফগান আক্রমণের ফলে

৩৪. বৌদ্ধধর্মের প্রধান কেন্দ্র ছিল কোনটি? (কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়)
[ক] হরি সংঘ
[খ] বুদ্ধ সংঘ
✅ বৌদ্ধ সংঘ
[ঘ] বৌদ্ধ বিহার

৩৫. প্রাচীন বাংলার উৎসবসমূহ মূলত গড়ে ওঠে কোন বিষয়ের ওপর ভিত্তি করে? (কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়)
[ক] দিন
[খ] মাস
[গ] তিথি
✅ ধর্ম

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৬. চীন দেশের ভ্রমণকারী হলেন- (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
i. লামা তারানাথ
ii. ফা-হিয়েন
iii. হিউয়েন-সাং

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৭. বহু ক্ষুদ্র ক্ষুদ্র ইটের তৈরি স্তূপ পাওয়া গেছে- (বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ)
i. শাহাজানপুরের বড়বিলে
ii. রাজশাহীর পাহাড়পুরে
iii. বাঁকড়ার বহুলাড়ায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৮. নিগ্রহন্ত নামটি সমর্থনযোগ্য- (পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
i. জৈনধর্মের লোকদের ক্ষেত্রে
ii. তেরো শতকে বাংলায় এ সংঘের অস্তিত্ব ছিল
iii. সপ্তম শতকে উত্তর, দক্ষিণ ও পূর্ববঙ্গে নিগ্রহন্ত জৈনদের প্রভাব সবচেয়ে বেশি ছিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৪৪

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৯. মানুষকে সামাজিক জীব বলা হয় কেন? (অনুধাবন)
✅ সমাজবদ্ধভাবে বাস করে বলে
[খ] বিভিন্ন স্থানে বাস করে বলে
[গ] সকলের উদ্দেশ্য একই বলে
[ঘ] উদার ধার্মিক মনোভাবের কারণে

৪০. বাংলার আদি জনপদের মানুষরা কখন সামাজিক ও সাংস্কৃতিক জীবন গড়ে তুলেছিল? (জ্ঞান)
[ক] আর্য যুগে
✅ আর্যদের আগমনের পূর্বে
[গ] মুসলিম যুগে
[ঘ] গুপ্ত যুগে

৪১. ‘সংকর-জন’ হিসেবে পরিচিত কারা? (অনুধাবন)
[ক] আর্যরা
[খ] ক্ষত্রিয়রা
✅ বাঙালিরা
[ঘ] অস্ট্রিকরা

৪২. অধিকাংশ বাঙালির মাথা কীরূপ? (অনুধাবন)
✅ গোল
[খ] লম্বা
[গ] চ্যাপ্টা
[ঘ] চৌকোণা

💘 প্রাচীন বাংলার সামাজিক জীবন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৪৪
⚛ আর্য সমাজে অত্যন্ত জনপ্রিয় অঙ্গ ছিল- জাতিভেদ প্রথা।
⚛ প্রাচীন বাংলার সমাজে প্রচলিত ছিল- ‘সতীদাহ প্রথা’।
⚛ প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল- গরুর গাড়ি ও নৌকা।
⚛ কৃষি প্রধান দেশ হিসেবে বাংলার অধিকাংশ মানুষ- গ্রামে বাস করত।
⚛ প্রাচীন সমাজে মূল ক্ষমতা ছিল- সমাজের উঁচু শ্রেণি অর্থাৎ ব্রাহ্মণদের হাতে।
⚛ প্রাচীন সমাজে মানুষ অত্যন্ত অসন্তুষ্ট হয়ে ওঠে- ব্রাহ্মণদের প্রভাবে।
⚛ সেন আমলে হিন্দু সমাজ দুর্বল হয়ে পড়ে- ব্রাহ্মণদের প্রভাবে।
⚛ প্রাচীন সমাজব্যবস্থায় সবচেয়ে নিচু শ্রেণি ছিল- শূদ্ররা।
⚛ প্রাচীনকালে শুধুমাত্র জ্ঞানচর্চা করত- ব্রাহ্মণরা।
⚛ প্রাচীন বাংলার সমাজকে বলা হয়- কৌম সমাজ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৩. মৌর্য শাসনের পূর্বে বাঙালির রাজনৈতিক পরিচয় ফুটে ওঠেনি। এর কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] রাজনৈতিক ধারণার অভাব ছিল
[খ] শিক্ষা অপ্রচলিত ছিল
✅ সমাজ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল
[ঘ] সামাজিক ধারণা অপ্রচলিত ছিল

৪৪. রহিম একটি পত্রিকায় দেখল ‘A’ সমাজের প্রধান বৈশিষ্ট্যই জাতিভেদ প্রথা। এখানে ‘A’ কোন সমাজকে নির্দেশ করে? (প্রয়োগ)
✅ আর্য
[খ] ব্রাহ্মণ
[গ] পৌরাণিক
[ঘ] বৌদ্ধ

৪৫. কারা শুধু শাস্ত্রজ্ঞান চর্চা করতে পারতেন? (জ্ঞান)
[ক] অস্ট্রিক
✅ ব্রাহ্মণ
[গ] ক্ষত্রিয়
[ঘ] শূদ্র

৪৬. অজন্তা বাবার কাছ থেকে জানতে পারল প্রাচীনকালে শুধু একটি সম্প্রদায় শাস্ত্রজ্ঞান চর্চা করতে পারত। সম্প্রদায়টি কী? (প্রয়োগ)
✅ ব্রাহ্মণ
[খ] ক্ষত্রিয়
[গ] শূদ্র
[ঘ] আর্য

৪৭. প্রাচীনকালে সমাজের উঁচু শ্রেণি বলতে কাদের বোঝানো হতো? (অনুধাবন)
✅ ব্রাহ্মণদের
[খ] বৌদ্ধদের
[গ] আর্যদের
[ঘ] শূদ্রদের

৪৮. সমাজে ব্রাহ্মণদের মর্যাদা অধিক ছিল কেন? (অনুধাবন)
[ক] ব্যবসা-বাণিজ্য তাদের নিয়ন্ত্রণে ছিল বলে
✅ পূজা-পার্বণ, অধ্যাপনা তাদের দায়িত্ব ছিল বলে
[গ] তাদের শক্তি বেশি ছিল বলে
[ঘ] তাদের টাকা-পয়সা ছিল বলে

৪৯. মি. মজুমদার ক্লাসে বললেন ‘B’ বর্ণ ছাড়া প্রাচীন বাংলায় প্রায় সকল বর্ণের মানুষ পরস্পরের সাথে মেলামেশা করত। ‘B’ দ্বারা কী নির্দেশ করা হয়েছে? (প্রয়োগ)
[ক] ক্ষত্রিয়
✅ ব্রাহ্মণ
[গ] বৈশ্য
[ঘ] শূদ্র

৫০. ব্রাহ্মণ ছাড়া মানুষ সব বর্ণের মানুষের সাথে মেলামেশা করত। এটি কী প্রমাণ করে? (উচ্চতর দক্ষতা)
✅ ব্রাহ্মণই ছিল সমাজের নেতা
[খ] ব্রাহ্মণরা আলাদা স্থানে বাস করত
[গ] ব্রাহ্মণরা অন্যদের ভালোবাসত না
[ঘ] ব্রা‏হ্মণরা নিচু শ্রেণির ছিল

৫১. বাকের তার স্ত্রীকে ঘর থেকে বের হতে না দিলে জুম্মন মাস্টার বাকেরকে বলেন তুমি প্রাচীন যুগের ন্যায় কাজ করেছ। জুম্মন মাস্টার এখানে প্রাচীন যুগের কোন বিষয়টিকে ইঙ্গিত করেছেন? (উচ্চতর দক্ষতা)
[ক] নারীর ওপর অত্যাচার
✅ মেয়েদের স্বাধীনতা খর্ব
[গ] মেয়েদের কাজ করার ইঙ্গিত
[ঘ] স্বামীর স্বাধীনতা খর্ব

৫২. বিধবাকে নিরামিষ আহার করে সব ধরনের বিলাসিতা ত্যাগ করতে হতো কেন? (অনুধাবন)
[ক] সহমরণ প্রথার জন্য
✅ স্বামীর মৃত্যুর জন্য
[গ] সম্পত্তিতে অধিকারের জন্য
[ঘ] পূজা পালন করার জন্য

৫৩. নববধূ শিখা রাণীকে গ্রামের লোকেরা স্বামীর মৃত্যুর পর স্বামীর চিতায় সহমরণে যেতে বাধ্য করে। এটি প্রাচীনকালের কোন প্রথাকে নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] বিধবা বিবাহ
[খ] দশহরা
✅ সতীদাহ প্রথা
[ঘ] অবরোধ

৫৪. প্রাচীন পূর্ববঙ্গে মানুষের খুব প্রিয় খাবার কী ছিল? (অনুধাবন)
✅ ইলিশ ও শুঁটকি
[খ] নিরামিষ ও ভাত
[গ] পিঠা ও মুখরোচক খাবার
[ঘ] ভাত ও মাংস

৫৫. পূর্ববঙ্গে খাওয়া-দাওয়া শেষে মসলাযুক্ত পান খাওয়ার রীতি ছিল কোন যুগে? (জ্ঞান)
[ক] আর্য যুগে
✅ প্রাচীন যুগে
[গ] মধ্য যুগে
[ঘ] পাল যুগে

৫৬. প্রাচীন যুগে বাংলার নর-নারীরা কী পরিধান করত? (অনুধাবন)
[ক] লুঙ্গি ও ফুঙ্গি
[খ] পায়জামা ও ওড়না
✅ ধূতি ও শাড়ি
[ঘ] ধূতি ও মেক্সি

৫৭. প্রাচীন বাংলার পুরুষদের সাধারণ পোশাক কী ছিল? (জ্ঞান)
[ক] লুঙ্গি
✅ ধূতি
[গ] পায়জামা
[ঘ] প্যান্ট

৫৮. বিথি একটি যাত্রাপালা অনুষ্ঠানে গিয়ে দেখল নায়ক-নায়িকারা কানে কুণ্ডল, গলায় হার, আঙুলে আংটি, হাতে বালা ও পায়ে মল পরিধান করেছে। যাত্রাপালায় কোন যুগ প্রতিবিম্বিত হয়েছে? (প্রয়োগ)
[ক] তাম্র
[খ] মধ্য
[গ] পাল
✅ প্রাচীন

৫৯. জয়া বাবার পায়ে কাঠের খড়ম দেখে অবাক হলে বাবা তাকে বলেন এরকম জুতা পূর্বযুগেও ছিল। এখানে পূর্বের যুগ বলতে জয়ার বাবা কোনটিকে বুঝিয়েছেন? (উচ্চতর দক্ষতা)
✅ প্রাচীন যুগ
[খ] বৈদিক যুগ
[গ] তাম্র যুগ
[ঘ] মধ্যযুগ

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৫

৬০. প্রাচীন বাংলার প্রচলিত খেলা কোনটি?
 (জ্ঞান)
✅ দাবা
[খ] হা-ডু-ডু
[গ] ক্রিকেট
[ঘ] ফুটবল

৬১. প্রাচীনকালে জনগণের জীবনে কিসের প্রবল প্রভাব ছিল? (জ্ঞান)
[ক] উৎসবের
[খ] সংস্কৃতির
[গ] গান-বাজনার
✅ ধর্মশাস্ত্রের

৬২. মানুষ ছোট ছোট খাল পার হতো কী দিয়ে? (জ্ঞান)
[ক] সেতু
[খ] নৌকা
✅ সাঁকো
[ঘ] ব্রিজ

৬৩. প্রাচীন বাংলায় নববধূকে কীসে করে শ্বশুর বাড়িতে আনা হতো? (জ্ঞান)
✅ পালকিতে
[খ] বাসে
[গ] মাইক্রোতে
[ঘ] নৌকায়

৬৪. প্রাচীন বাংলার অধিকাংশ মানুষ গ্রামে বাস করত কেন? (অনুধাবন)
✅ কৃষি প্রধান দেশ বলে
[খ] অধিকাংশ মানুষ শিক্ষিত বলে
[গ] গ্রামে বসবাসের সুবিধা বলে
[ঘ] গ্রামের আবহাওয়া ভালো বলে

৬৫. প্রাচীনকালে অধিকাংশ লোক কোথায় বাস করত? (জ্ঞান)
[ক] শহরে
✅ গ্রামে
[গ] বন্দরে
[ঘ] নগরে

৬৬. সেন রাজাদের শাসনামলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হওয়ার মূল কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] জমিদারদের অত্যাচার
[খ] আর্যদের অত্যাচার
[গ] বৌদ্ধদের অত্যাচার
✅ ব্রাহ্মণদের অত্যাচার

৬৭. সেন যুগে বৌদ্ধ সংস্কৃতিতে দুর্দশা নেমে আসে। এর কারণ কী হতে পারে বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
✅ সেনরা বৌদ্ধবিদ্বেষী ছিল
[খ] বৌদ্ধ সমাজ নিম্নবর্ণের ছিল
[গ] বৌদ্ধ সমাজের সাথে বিরোধ ছিল
[ঘ] বৌদ্ধরা কম শক্তিশালী ছিল

৬৮. ব্রাহ্মণদের অত্যাচার কোন ধর্মাবলম্বীদের প্রতি বেশি হতো? (জ্ঞান)
✅ বৌদ্ধ
[খ] পৌরাণিক
[গ] বৈদিক
[ঘ] জৈন

৬৯. প্রাচীন বাংলায় সাধারণ মানুষ অত্যন্ত অসন্তুষ্ট হয়ে ওঠে কেন? (অনুধাবন)
✅ সেন রাজাদের অত্যাচারে
[খ] পাল রাজাদের অত্যাচারে
[গ] ব্রাহ্মণ রাজাদের অত্যাচারে
[ঘ] বৌদ্ধদের অত্যাচারে

৭০. কোন আমলে বৌদ্ধ সংস্কৃতিতে দুর্দশা নেমে আসে? (জ্ঞান)
[ক] পাল
✅ সেন
[গ] আর্য
[ঘ] গুপ্ত

৭১. কাদের প্রভাবে হিন্দুসমাজ দুর্বল হয়ে পড়ে? (জ্ঞান)
✅ ব্রাহ্মণ
[খ] অস্ট্রিক
[গ] শূদ্র
[ঘ] ক্ষত্রিয়

৭২. প্রাচীন বাংলায় ব্রাহ্মণদের প্রভাবে কোনটি ঘটে? (উচ্চতর দক্ষতা)
[ক] বৌদ্ধদের প্রভাব বেড়ে যায়
[খ] অভিজাতদের ক্ষমতা কমে যায়
✅ সাধারণ হিন্দু সমাজ বিপর্যস্ত হয়ে পড়ে
[ঘ] মুসলমানদের পতন হয়

৭৩. সেন যুগের শেষ দিকে বাংলায় মুসলমানদের উত্থান ঘটে। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] মুসলমানরা শক্তিশালী ছিল
[খ] সেনরা দুর্বল ছিল
[গ] সেনরা অসুস্থ হয়ে পড়ছিল
✅ সমাজে বিশৃঙ্খলা ছিল

৭৪. বিপ্লব তার বন্ধুকে বলল ‘X’ সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলায় মধ্যযুগের সূচনা হয়। ‘X’ কোনটিকে নির্দেশ করে? (প্রয়োগ)
✅ মুসলিম সমাজ
[খ] হিন্দু সমাজ
[গ] বৌদ্ধ সমাজ
[ঘ] ব্রাহ্মণ সমাজ

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৫. ব্রাহ্মণরা সকলের সাথে মেলামেশা করত না। কারণ- (অনুধাবন)
i. অহংকারের জন্য
ii. নিজেদের মর্যাদা রক্ষার জন্য
iii. জাত নষ্ট হওয়ার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. প্রাচীন বাংলায় পুরুষেরা- (অনুধাবন)
i. মালকোচা দিয়ে ধূতি পরত
ii. ধূতি হাঁটুর নিচে নামত না
iii. মাঝে মাঝে শাড়ি পরত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. প্রাচীন যুগে মেয়েদের সাজসজ্জায় ব্যবহৃত হতো- (অনুধাবন)
i. আলতা
ii. সিঁদুর
iii. কুমকুম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৮. বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হতো- (অনুধাবন)
i. মৃদঙ্গ
ii. মাটির পাত্র
iii. করতাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৯. প্রাচীন বাংলায় বেশি প্রচলন ছিল- (অনুধাবন)
i. গান
ii. নাচ
iii. অভিনয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. নারীদের মধ্যে প্রচলন ছিল- (অনুধাবন)
i. উদ্যান রচনা
ii. জলক্রীড়া
iii. হা-ডু-ডু

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. প্রাচীনকালে মেয়েদের সাজসজ্জায় ব্যবহার হতো- (অনুধাবন)
i. কাঠের খড়ম
ii. আলতা
iii. কুমকুম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. প্রাচীন বাংলায় যাতায়াতের প্রধান বাহন ছিল- (অনুধাবন)
i. গরুর গাড়ি
ii. বাস
iii. নৌকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. গরুর গাড়ির অনেক কদর থাকার কারণ- (অনুধাবন)
i. নববধূকে শ্বশুরবাড়িতে আনার ক্ষেত্রে ব্যবহৃত হতো
ii. যাতায়াতের প্রধান মাধ্যম ছিল
iii. দ্রুত যাতায়াত করা যেত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. খালবিলে চলাচলের জন্য ব্যবহার করা হতো- (অনুধাবন)
i. ভেলা
ii. ডোঙ্গা
iii. নৌকা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. বিবাহের পর নববধূকে শ্বশুরবাড়িতে আনা হতো- (অনুধাবন)
i. গরুর গাড়িতে
ii. পালকিতে
iii. নৌকায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. প্রাচীনকালে ধনী লোকেরা যাতায়াতের জন্য ব্যবহার করত- (অনুধাবন)
i. হাতি
ii. ঘোড়া
iii. ঘোড়ার গাড়ি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৭. প্রাচীনকালে শিশুর জন্মের পূর্বে যেসব উপাচার পালন করা হতো- (অনুধাবন)
i. গর্ভাধান
ii. অন্নপ্রাশন
iii. সীমন্তোন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
তমালের ইলিশ ও শুঁটকি খুব প্রিয়। কিন্তু সে ডাল খায় না।

৮৮. তমালের না খাওয়া খাদ্যদ্রব্যটি পাওয়া যেত না কোন যুগে? (প্রয়োগ)
[ক] মধ্যযুগ
✅ প্রাচীন যুগ
[গ] আর্য যুগ
[ঘ] মৌর্য যুগ

৮৯. তমালের প্রিয় খাবার, প্রিয় ছিল- (উচ্চতর দক্ষতা)
i. পাল যুগের মানুষের
ii. মৌর্য যুগের
iii. গুপ্তযুগের মানুষের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও :
শ্রী বাহরামের বয়স সত্তর বছর। তিনি বারো মাসে তেরো পার্বণ পালন করেন। এ বছর তার এক নাতি জন্ম নিলে জাতকর্ম, নামকরণ ও অন্নপ্রাশন করার নির্দেশ দেন।

৯০. শ্রী বাহরামের বারো মাসে তেরো পার্বণ পালন বাংলার কোন যুগের সামাজিক আচার? (প্রয়োগ)
✅ প্রাচীন
[খ] মধ্য
[গ] আধুনিক
[ঘ] গুপ্ত

৯১. শ্রী বাহরামের নাতির জন্মের আনুষ্ঠানিকতা মূলত- (উচ্চতর দক্ষতা)
i. লোকাচার
ii. আনুষ্ঠানিকতা
iii. দশবিধ সংস্কার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৪৬
⚛ প্রাচীন বাংলার বেশির ভাগ অধিবাসীরা- গ্রামে বাস করত।
⚛ প্রাচীনকালে জমি মাপা হতো- নল দিয়ে।
⚛ প্রাচীনকালের অর্থনীতি ছিল- কৃষি নির্ভর।
⚛ প্রাচীন বাংলায় অত্যন্ত সমৃদ্ধ ছিল- কুটিরশিল্প।
⚛ প্রাচীনকাল হতেই বাংলায় তৈরি হতো- মসলিন কাপড়।
⚛ বাংলার বিভিন্ন স্থানে গড়ে ওঠে- নগর ও বাণিজ্য বন্দর।
⚛ বাংলায় ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্যের জন্য প্রচলিত ছিল- বিনিময় প্রথা।
⚛ প্রাচীন বাংলায় মুদ্রার প্রচলন হয়- খ্রিষ্টপূর্ব চারশতকের পূর্বে।
⚛ প্রাচীন বাংলায়- তিন ধরনের ভূমি ব্যবস্থা ছিল।
⚛ প্রাচীন বাংলায় প্রাচুর্য ছিল- শিল্প ও কৃষি দ্রব্যের।
⚛ বঙ্গদেশের প্রধান উৎপাদিত ফসল ছিল- ধান।
⚛ প্রাচীন বাংলায় ব্যবহৃত সবচেয়ে কম মানের মুদ্রা ছিল- কড়ি।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯২. প্রাচীন বাংলায় কত ধরনের ভূমি ছিল? (জ্ঞান)
[ক] ২
[খ] ৫
✅ ৩
[ঘ] ৪

৯৩. ঘর-বাড়ি তৈরি করে থাকার জন্য উপযুক্ত জমিকে কী বলা হতো? (জ্ঞান)
[ক] নল
[খ] খিল
[গ] ক্ষেত্র
✅ বাস্তু

৯৪. উর্বর অথচ পতিত জমিকে কী বলা হতো? (জ্ঞান)
✅ খিল
[খ] নল
[গ] ক্ষেত্র
[ঘ] বাস্তু

৯৫. প্রাচীন বাংলায় কী দিয়ে জমি মাপা হতো? (জ্ঞান)
✅ নল
[খ] ফিতা
[গ] রশি
[ঘ] যন্ত্র

৯৬. প্রাচীন বাংলায় অর্থনীতির প্রধান উৎস কী? (জ্ঞান)
✅ কৃষি
[খ] শিল্প
[গ] বাণিজ্য
[ঘ] চিনা মাটির শিল্প

৯৭. প্রাচীন বাংলায় প্রধান ফসল কী ছিল? (জ্ঞান)
✅ ধান
[খ] গম
[গ] পাট
[ঘ] তুলা

৯৮. কুটির শিল্পে প্রাচীন বাংলা সমৃদ্ধ থাকার কারণ কী? (অনুধাবন)
✅ কৃষির পরে কুটিরশিল্পই ছিল প্রধান অর্থনৈতিক ব্যবস্থা
[খ] গ্রামের লোকদের প্রয়োজনীয় সবকিছুই গ্রামে তৈরি হতো
[গ] কুটির শিল্পের পণ্যের অনেক কদর ছিল
[ঘ] শহুরে লোকদের প্রয়োজনে কুটির শিল্প ভূমিকা রেখেছিল

৯৯. কুটিরশিল্পে বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। এর কারণ তোমার কী মনে হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] কুটিরশিল্পের ওপর সকল মানুষ নির্ভরশীল
✅ প্রয়োজনীয় সবকিছুই গ্রামে তৈরি হতো
[গ] সর্বত্র কলকারখানা গড়ে উঠেছিল
[ঘ] উৎপাদিত পণ্য ছিল রপ্তানিমুখী

১০০. প্রাচীনকালে বাংলা কোন শিল্পের জন্য বিখ্যাত ছিল? (জ্ঞান)
[ক] কাগজ
[খ] পাট
[গ] চিনি
✅ বস্ত্র

১০১. মসলিন শাড়ি কেমন ছিল? (জ্ঞান)
✅ খুবই সূক্ষ ও মসৃণ
[খ] কারুকার্যময়
[গ] আভিজাত্যময়
[ঘ] খুবই বড়

১০২. কোনটির উন্নতির সঙ্গে সঙ্গে প্রাচীন বাংলায় বাণিজ্য যথেষ্ট প্রসার লাভ করে? (জ্ঞান)
✅ শিল্প
[খ] কৃষি
[গ] ব্যবসা
[ঘ] যোগাযোগ

১০৩. শিল্পের উন্নতির সাথে সাথে বাংলার বাণিজ্যও প্রসার লাভ করেছিল। এর প্রমাণ কোনটি? (অনুধাবন)
[ক] বাংলায় কৃষিক্ষেত্রের অভাব ছিল
[খ] বহির্বাণিজ্যে শাসকদের পৃষ্ঠপোষকতা ছিল
[গ] বঙ্গে কৃষির অনেক প্রাচুর্য ছিল
✅ স্থল ও জলপথে বাণিজ্য প্রচলিত ছিল

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৪. প্রাচীনকাল থেকেই বাংলা কৃষির জন্য প্রসিদ্ধ ছিল। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. শিল্প-বাণিজ্যে বাঙালিরা অজ্ঞ ছিল
ii. ধান, পাট, সরিষা ইত্যাদির জন্য বাংলার খ্যাতি ছিল
iii. বাংলার অর্থনীতি কৃষির ওপর নির্ভর করে গড়ে উঠেছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৫. ফলবান বৃক্ষ হচ্ছে- (অনুধাবন)
i. আম
ii. কাঁঠাল
iii. সুপারি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৬. গৃহপালিত পশুর মধ্যে রয়েছে- (অনুধাবন)
i. গরু
ii. ছাগল
iii. কুকুর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৭. বস্ত্রশিল্পের জন্য বাংলা বিখ্যাত থাকার কারণ- (অনুধাবন)
i. কার্পাস, তুলা ও রেশমের তৈরি কাপড়ের জন্য
ii. জামদানি কাপড়ের জন্য
iii. বিখ্যাত মসলিন বাংলাতেই তৈরি হতো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৮. প্রাচীনকালে কাঠের শিল্পও উন্নত ছিল। সে সময় কাঠের দ্বারা তৈরি হতো- (প্রয়োগ)
i. রথ
ii. মন্দির
iii. বাসনপত্র

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৯. বঙ্গের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল- (অনুধাবন)
i. সুতি ও রেশমি কাপড়
ii. তেজপাতা ও অন্যান্য মসলা
iii. চিনি ও লবণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১০. বাণিজ্যের আদান-প্রদান চলত- (অনুধাবন)
i. স্থলপথে
ii. জলপথে
iii. আকাশ পথে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১১. সমুদ্র পথে বাংলার পণ্য বিনিময় চলত- (অনুধাবন)
i. সিংহলের সাথে
ii. চম্পার সাথে
iii. চীনের সাথে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১২. স্থলপথে বাংলার পণ্য বিনিময় চলত- (অনুধাবন)
i. চীন
ii. নেপাল
iii. তিব্বত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৩. স্থল ও জলপথে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে বাংলার পণ্য বিনিময় চলার কারণে গড়ে উঠেছিল- (অনুধাবন)
i. বড় বড় নগর
ii. বাণিজ্য বন্দর
iii. বড় বড় গ্রাম

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৪ ও ১১৫ নং প্রশ্নের উত্তর দাও :
শাহিন তার বাবার কাছে এক ধরনের শিল্পের কথা জানতে পারে যার জন্য তার গ্রাম প্রসিদ্ধ হয়েছিল।

১১৪. অনুচ্ছেদে কোন শিল্পের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
✅ কুটিরশিল্প
[খ] বস্ত্র শিল্প
[গ] পাট শিল্প
[ঘ] চিনি শিল্প

১১৫. উক্ত শিল্পের প্রসিদ্ধি লাভের কারণ- (উচ্চতর দক্ষতা)
i. উৎপাদিত পণ্য বিদেশে সমাদৃত ছিল
ii. স্থানীয় উপাদান সহজপ্রাপ্য ছিল
iii. রাজাদের সহযোগিতা ছিল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৬ ও ১১৭ নং প্রশ্নের উত্তর দাও :
আবির জাতীয় জাদুঘর পরিদর্শন করে জানতে পারল প্রাচীনকালে অ নামের কাপড়ের খুবই সমাদর ছিল।

১১৬. অনুচ্ছেদে অ দ্বারা কোন কাপড়কে নির্দেশ করা হয়েছে? (প্রয়োগ)
✅ মসলিন
[খ] জামদানি
[গ] রেশমি
[ঘ] পত্রৌর্ন

১১৭. উক্ত কাপড়- (উচ্চতর দক্ষতা)
i. খুব সূক্ষ ছিল
ii. সাদা বর্ণের ছিল
iii. ২০ গজ একটি নস্যের কৌটায় ভরা যেত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 শিল্পকলা ও স্থাপত্য-ভাস্কর্য 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৪৮
⚛ ভারত উপমহাদেশের প্রাচীন স্থাপত্যের নিদর্শন হলো- স্তূপ।
⚛ বিহারের রূপের পরিবর্তন হয়- পাল যুগে।
⚛ প্রাচীন বাংলা স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন- পাহাড়পুর বিহার।
⚛ পাহাড়পুর বিহার নির্মাণ করেন- রাজা ধর্মপাল।
⚛ অতি সম্প্রতি প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন এক নগর সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে যার নাম- উয়ারী-বটেশ্বর।
⚛ ব্রিটিশ শাসনামলে নির্মিত অসংখ্য দৃষ্টিনন্দন মন্দির ও মসজিদ হলো- বিক্রমপুরের ঐতিহ্য।
⚛ বাংলার নিজস্ব ভাস্কর্য শিল্পের পরিচয় মেলে- পাহাড়পুর মন্দিরের গায়ে খোদিত পাথর ও পোড়ামাটির ফলক হতে।
⚛ রাম-নারায়ণ ও কৃষ্ণলীলার অনেক কথা খোদিত আছে- পাহাড়পুর বিহারে।
⚛ পোড়ামাটির ফলক ও মূর্তি আবিষ্কৃত হয়েছে- লালমাই পাহাড়ে।
⚛ প্রাচীন বাংলার শিল্পকলার ক্ষেত্রে স্মরণীয়- পাল যুগ।
⚛ বিশ্ববিখ্যাত বাঙালি বৌদ্ধধর্ম প্রচারক হলেন- অতীশ দীপংকর।
⚛ বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন- ‘অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা’ পুঁথি।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৮. ফাহিয়েন ও হিউয়েন সাং কোন দেশের ভ্রমণকারী ছিলেন? (জ্ঞান)
[ক] জাপানের
✅ চীনের
[গ] জার্মানির
[ঘ] ইতালির

১১৯. ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন নিদর্শন কী ছিল? (জ্ঞান)
✅ স্তূপ
[খ] মন্দির
[গ] বিহার
[ঘ] চর্যাপদ

১২০. বাংলার স্থাপত্যের প্রাচীন নিদর্শন বৌদ্ধ স্তূপ। এই স্তূপ কীসের ওপর তৈরি করা হতো? (উচ্চতর দক্ষতা)
✅ বৌদ্ধদের দেহাবশেষের ওপর
[খ] বৌদ্ধদের বাসস্থানের ওপর
[গ] বৌদ্ধদের ব্যবহৃত জিনিসপত্রের ওপর
[ঘ] বৌদ্ধদের পুরাতন মন্দিরের ওপর

১২১. কোন ধর্ম যেখানেই প্রসার লাভ করেছে সেখানেই ছোট বড় স্তূপ নির্মিত হয়েছে? (জ্ঞান)
✅ বৌদ্ধ
[খ] হিন্দু
[গ] জৈন
[ঘ] শিখ

১২২. মৃদুল চক্রবর্তী বিহারের রূপের পরিবর্তন নিয়ে আলোচনা করছেন। তিনি কোন যুগ সম্পর্কে আলোচনা করছেন? (প্রয়োগ)
[ক] মৌর্য
✅ পাল
[গ] ক্ষত্রিয়
[ঘ] সেন

১২৩. কত শতকে ধর্মপাল পাহাড়পুরে প্রকাণ্ড বিহার নির্মাণ করেন? (জ্ঞান)
[ক] পঞ্চম
[খ] ষষ্ঠ
[গ] সপ্তম
✅ অষ্টম

১২৪. সোমপুর বিহার কোথায় অবস্থিত? (জ্ঞান)
✅ পাহাড়পুরে
[খ] ময়নামতিতে
[গ] দিনাজপুরে
[ঘ] বগুড়ায়

১২৫. রাজা ধর্মপাল কয়টি বিহার নির্মাণ করেছিলেন? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১২৬. শালবন বিহার কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] দিনাজপুর
✅ কুমিল্লা
[গ] বগুড়া
[ঘ] রাজশাহী

১২৭. বাংলাদেশের স্থাপত্য শিল্পের ইতিহাসে কোন মন্দির এক অমর সৃষ্টি? (জ্ঞান)
✅ পাহাড়পুরের মন্দির
[খ] ময়নামতির মন্দির
[গ] চট্টগ্রামের মন্দির
[ঘ] বারাকরের মন্দির

১২৮. কোন জেলায় প্রস্তর নির্মিত মন্দির পাওয়া গেছে? (জ্ঞান)
✅ দিনাজপুর
[খ] বগুড়া
[গ] কুমিল্লা
[ঘ] চট্টগ্রাম

১২৯. কোথায় ব্রোঞ্জের তৈরি মন্দির পাওয়া গেছে? (জ্ঞান)
[ক] দিনাজপুর
✅ চট্টগ্রাম
[গ] রাজশাহী
[ঘ] খুলনা

১৩০. অতি সম্প্রতি উয়ারী-বটেশ্বর গ্রামে কত বছরের পুরাতন ধ্বংসাবশেষ পাওয়া গেছে? (জ্ঞান)
[ক] প্রায় ২২০০
[খ] প্রায় ২৩০০
[গ] প্রায় ২৪০০
✅ প্রায় ২৫০০

১৩১. বাংলাদেশের প্রাচীনতম নগরী ছিল কোনটি? (জ্ঞান)
[ক] বানগড়
[খ] কেওয়ারি
[গ] পাহাড়পুর
✅ উয়ারী-বটেশ্বর

১৩২. আড়াই হাজার বছরের আগের পুঁথি তৈরির কারখানা কোথায় আবিস্কৃত হয়? (অনুধাবন)
[ক] পাহাড়পুরে
[খ] সোনারগাঁওয়ে
✅ উয়ারী-বটেশ্বরে
[ঘ] ময়নামতিতে

১৩৩. পাহাড়পুরের ভাস্কর্য শিল্পকে কয় শ্রেণিতে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৩৪. গৌড়ের রাজধানী কোনটি? (জ্ঞান)
✅ কর্ণসুবর্ণ
[খ] দিল্লি
[গ] কলকাতা
[ঘ] নয়াদিল্লি

১৩৫. কোন যুগের পূর্বেকার কোনো চিত্র আজ পর্যন্ত পাওয়া যায়নি? (জ্ঞান)
[ক] মোগল আমল
[খ] সেন যুগ
✅ পাল যুগ
[ঘ] মৌর্য যুগ

১৩৬. ‘অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা’ পুঁথি কোন রাজার রাজত্বকালের শ্রেষ্ঠ নিদর্শন? (জ্ঞান)
[ক] নরপাল
[খ] ধর্মপাল
[গ] গৌতম পাল
✅ রামপাল

১৩৭. প্রাচীন বাংলার শিল্পকলার ক্ষেত্রে কোন যুগ স্মরণীয়? (জ্ঞান)
✅ পাল
[খ] সেন
[গ] মৌর্য
[ঘ] মোগল

১৩৮. কোন সময়ের শিল্পকলাকে পাল যুগের শিল্পকলা বলা হয়? (জ্ঞান)
✅ নবম থেকে দ্বাদশ শতক
[খ] অষ্টম থেকে নবম শতক
[গ] অষ্টম থেকে দ্বাদশ শতক
[ঘ] নবম থেকে একাদশ শতক

১৩৯. কীভাবে পালযুগে দেব-দেবীর মূর্তিগুলো নির্মিত হয়েছিল? (অনুধাবন)
[ক] সামাজিক অনুশাসন অনুসারে
[খ] অর্থনৈতিক অনুশাসন অনুসারে
✅ শাস্ত্রীয় অনুশাসন অনুসারে
[ঘ] ধর্মীয় অনুশাসন অনুসারে

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪০. প্রাচীন বাংলাদেশের নানা স্থানে পাওয়া নিদর্শনগুলো হচ্ছে- (অনুধাবন)
i. স্থাপত্য
ii. ভাস্কর্য
iii. চিত্রশিল্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪১. ব্রোঞ্জের তৈরি স্তূপ পাওয়া গেছে- (অনুধাবন)
i. পাহাড়পুরে
ii. ঝাওয়ারিতে
iii. ময়নামতিতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪২. স্তূপ যে ধরনের উপাদানে তৈরি হয় তা হলো- (অনুধাবন)
i. বোঞ্জ
ii. অষ্টধাতু
iii. ইট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৩. উপমহাদেশের ইতিহাসে পাহাড়পুরের মন্দিরের গুরুত্ব অপরিসীম যে কারণে- (উচ্চতর দক্ষতা)
i. কারুকার্যের আধিক্য
ii. স্থাপত্য শিল্পের গভীর প্রভাব
iii. বার্মা ও জাভার বহু প্রাচীন মন্দিরের অনুকরণে তৈরি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৪. পাহাড়পুরে বাংলার নিজস্ব ভাস্কর্য শিল্পের যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. পোড়া মাটির ফলক
ii. মন্দির গাত্রে খোদিত পাথর
iii. শিল্প কৌশল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৫. পাল যুগের চিত্রে যে বিষয়টি পাওয়া যায়- (প্রয়োগ)
i. রেখা বিন্যাস
ii. শিল্প কৌশল
iii. বর্ণ সমাবেশ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৬. চিত্রাঙ্কন করার রীতি প্রচলিত ছিল- (উচ্চতর দক্ষতা)
i. বৌদ্ধবিহার সৌন্দর্যময় করার জন্য
ii. মন্দিরের দেয়াল সৌন্দর্যময় করার জন্য
iii. বিহারের সৌন্দর্যের জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৭ ও ১৪৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
বৌদ্ধ ধর্মের অনুসারী অমিত একজন ভাস্কর শিল্পী। সে তার কাজে প্রাচীন যুগের ভাবধারা অনুসরণ করে।

১৪৭. অমিতের ধর্মের সাথে প্রাচীন যুগের কোন স্থাপত্য জড়িত? (প্রয়োগ)
✅ স্তূপ
[খ] মূর্তি
[গ] দালান
[ঘ] মন্দির

১৪৮. প্রাচীন বাংলায় অমিতের শিল্পচর্চা ছিল- (উচ্চতর দক্ষতা)
i. ধর্মের প্রভাব
ii. বিদ্যাচর্চার প্রভাব
iii. খেলার প্রভাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৯ ও ১৫০ নং প্রশ্নের উত্তর দাও :
জামি তার বাবা মায়ের সাথে নরসিংদীর উয়ারী-বটেশ্বর গ্রামে বেড়াতে যায়। সেখানে সে প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা, হরেক রকমের পুঁতি, সুদর্শন লকেট ও মন্ত্রপূত কবচ, বাটখারা, পোড়ামাটির ও ধাতব শিল্পবস্তু দেখতে পেয়ে অভিভূত হয়।

১৪৯. জামির দেখা আবিষ্কৃত বস্তুগুলো কত বছর পূর্বের? (প্রয়োগ)
[ক] প্রায় দেড় হাজার
[খ] প্রায় দুই হাজার
✅ প্রায় আড়াই হাজার
[ঘ] প্রায় তিন হাজার

১৫০. জামির দেখা বস্তুগুলো পরিচয় বহন করে- (উচ্চতর দক্ষতা)
i. শিল্পীর দক্ষতা
ii. উন্নত শিল্পবোধ
iii. দর্শনের পরিচয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বাংলা ভাষা ও সাহিত্য : উদ্ভব ও বিকাশ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৫০
⚛ প্রাচীন ভারতের অধিবাসীদের ভাষা ছিল- বিভিন্ন।
⚛ বাংলার প্রাচীনতম অধিবাসীরা ছিল- অষ্ট্রিক।
⚛ নতুন যে ভাষাগোষ্ঠির মানুষ বাংলায় প্রবেশ করে তারা হলো- আর্য।
⚛ অষ্ট্রিক গোষ্ঠি ছাড়াও বাংলায় বসবাস শুরু করে- দ্রাবিড় গোষ্ঠির বিভিন্ন শাখার লোক।
⚛ আর্য ভাষার নাম- প্রাচীন বৈদিক ভাষা।
⚛ অপভ্রংশ হতে বাংলা ভাষার সৃষ্টি হয়- অষ্টম ও নবম শতকে।
⚛ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো- চর্যাপদ।
⚛ বাংলা ভাষার প্রাচীন নিদর্শনের আবিষ্কারক- ড. হরপ্রসাদ শাস্ত্রী।
⚛ বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের দিক হতে- চর্যাপদের মূল্য অপরিসীম।
⚛ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হলো- অষ্টম শতক হতে বারো শতক পর্যন্ত।
⚛ সংস্কারকৃত বৈদিক ভাষাকে পরবর্তীতে বলা হয়- সংস্কৃত ভাষা হিসেবে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫১. বাংলার প্রাচীনতম অধিবাসীরা সম্ভবত কোন জাতির মানুষ ছিলেন? (জ্ঞান)
✅ অস্ট্রো এশিয়াটিক
[খ] দ্রাবিড়
[গ] কিরাত
[ঘ] ভোট চীনা

১৫২. ‘নিষাদ বা নাগ’ বলা হতো কোন জাতির মানুষকে? (জ্ঞান)
[ক] কিরাত
[খ] দ্রাবিড়
✅ অস্ট্রিক
[ঘ] ভোট চীনা

১৫৩. কোন জাতির প্রধান বাসভূমি এখন দাক্ষিণাত্যে? (প্রয়োগ)
[ক] কিরাত
[খ] অস্ট্রিক
✅ দ্রাবিড়
[ঘ] সাঁওতাল

১৫৪. দ্রাবিড় গোষ্ঠীর বাসভূমি বর্তমানে কোন অঞ্চলে? (জ্ঞান)
[ক] পশ্চিমবঙ্গে
[খ] আসামে
✅ দাক্ষিণাত্যে
[ঘ] কর্ণাটকে

১৫৫. রনি চাকমা, গারো, টিপরা প্রভৃতি উপজাতি নিয়ে আলোচনা করে। এদের সম্পর্কে সে কী জানবে? (প্রয়োগ)
[ক] অস্ট্রিক গোষ্ঠী
✅ কিরাত জাতি
[গ] সাঁওতাল
[ঘ] খ্রিষ্টান

১৫৬. পরবর্তীকালে আর্যদের প্রাচীন বৈদিক ভাষার নাম সংস্কৃত ভাষা করা হয় কেন? (অনুধাবন)
[ক] আর্যরা চলে যায় বলে
[খ] এই ভাষা কঠিন ছিল বলে
[গ] আর্য ভাষা গ্রহণ করে বলে
✅ এ ভাষাকে সংস্কার করা হয় বলে

১৫৭. আদিম অধিবাসীরা নিজেদের ভাষা ত্যাগ করে সম্পূর্ণভাবে আর্য ভাষা গ্রহণ করে কেন? (অনুধাবন)
[ক] আর্যভাষা সহজ বলে
✅ দীর্ঘদিন পাশাপাশি বসবাসের জন্য
[গ] আর্যভাষা সুন্দর বলে
[ঘ] নিজেদের ভাষা কঠিন বলে

১৫৮. কোন ভাষা হতে প্রাকৃত ভাষার উৎপত্তি হয়? (জ্ঞান)
✅ সংস্কৃত
[খ] বৈদিক
[গ] অপভ্রংশ
[ঘ] বাংলা

১৫৯. কোন ভাষা হতে অপভ্রংশ ভাষার উৎপত্তি হয়? (জ্ঞান)
[ক] সংস্কৃত
[খ] বৈদিক
✅ প্রাকৃত
[ঘ] বাংলা

১৬০. কোন ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে? (জ্ঞান)
[ক] পালি
[খ] প্রাকৃত
[গ] সংস্কৃত
✅ অপভ্রংশ

১৬১. কত শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়? (জ্ঞান)
✅ অষ্টম
[খ] পঞ্চম
[গ] সপ্তম
[ঘ] নবম

১৬২. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী? (জ্ঞান)
[ক] সদুক্তি কর্ণামৃত
✅ চর্যাপদ
[গ] শ্রীকৃষ্ণ বিজয়
[ঘ] শূন্যপুরাণ

১৬৩. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ সংগ্রহ করেন কে? (জ্ঞান)
[ক] পণ্ডিত অতীশ দীপংকর
✅ হরপ্রসাদ শাস্ত্রী
[গ] লক্ষণ সেন
[ঘ] রাজা ধর্মপাল

১৬৪. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন সংগৃহীত হয় কোথা হতে? (জ্ঞান)
✅ নেপাল
[খ] ভুটান
[গ] ইরান
[ঘ] ইরাক

১৬৫. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগ কোনটি? (জ্ঞান)
✅ আট হতে বারো শতক পর্যন্ত
[খ] সাত হতে এগারো শতক পর্যন্ত
[গ] আট হতে এগারো শতক পর্যন্ত
[ঘ] ছয় হতে দশ শতক পর্যন্ত

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৬. বাংলায় সহজিয়া গান, বাউল গান ও বৈষ্ণব পদাবলির উদ্ভব হয় যেভাবে- (অনুধাবন)
i. বাংলা সাহিত্যের জন্মের মাধ্যমে
ii. চর্যাপদের মাধ্যমে
iii. অপভ্রংশের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৭. পূর্ব ও উত্তর বাংলায় বহু পূর্বকাল হতে নানা সময়ে যেসব জাতি এসেছিল- (অনুধাবন)
i. দ্রাবিড়
ii. মঙ্গোলীয়
iii. অস্ট্রো-এশিয়াটিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৮ ও ১৬৯ নং প্রশ্নের উত্তর দাও :
কৃষ্ণ > কা‎হ্ন > কানু > কানাই

১৬৮. অনুচ্ছেদে কোন ভাষা সৃষ্টির উদাহরণ দেওয়া হয়েছে? (প্রয়োগ)
✅ বাংলা
[খ] আর্য
[গ] বৈদিক
[ঘ] সংস্কৃত

১৬৯. উক্ত ভাষার সৃষ্টি- (উচ্চতর দক্ষতা)
i. অষ্টম বা নবম শতকে
ii. অপভ্রংশ হতে
iii. প্রাকৃত হতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 প্রাচীন বাংলার ধর্মীয় অবস্থা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৫১
⚛ বর্ম ও সেন রাজা-মহারাজারা প্রায় সকলেই বিশ্বাসী ছিলেন- ব্রাহ্মণ ধর্মে।
⚛ পৌরানিক পূজা পার্বণের রীতিনীতি ও ক্রিয়াকলাপ হতে যে সকল ধর্মের উদ্ভব হয় তাদের মধ্যে অন্যতম- বৈষ্ণব ধর্ম।
⚛ ‘নিগ্রহন্ত’ নামে পরিচিত ছিল- জৈন ধর্মের লোকেরা।
⚛ বাংলায় বৌদ্ধধর্মের প্রভাব খুব বৃদ্ধি পেয়েছিল- পাল বংশের আগমনে।
⚛ সোমপুর বিহারে বাস করতেন- মহাপণ্ডিতাচার্য বোধিভদ্র।
⚛ শালবন বিহার নির্মাণ করেন- শ্রীভবদেব।
⚛ বাংলায় বৌদ্ধধর্ম জনপ্রিয় হয়েছিল- সহজিয়া ধর্মরূপে।
⚛ জৈন ধর্মের প্রবর্তক- বর্ধমান মহাবীর।
⚛ বৌদ্ধ ধর্মের চূড়ান্ত পতন হয়- তুর্কি আক্রমণের ফলে।
⚛ প্রাচীন বাংলায় পরধর্ম বিদ্বেষা ছিলেন- শশাংক।
⚛ বাঙালি চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল- পরধর্মসহিষ্ণু।
⚛ কৌমের লোকদের নিকট ঐক্যের প্রতীক ছিল- ধ্বজ পূজা।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭০. কৌমের লোকদের নিকট ঐক্যের প্রতীক ছিল কোন পূজা? (জ্ঞান)
✅ ধ্বজ পূজা
[খ] মনসা পূজা
[গ] কালী পূজা
[ঘ] দুর্গা পূজা

১৭১. আর্য রাজাদের জমি দানের উদ্দেশ্য কী ছিল? (অনুধাবন)
[ক] স্বর্গ লাভ
✅ পুণ্য অর্জন
[গ] শক্তি অর্জন
[ঘ] জনপ্রিয়তা

১৭২. পাল শাসনের আমলে কোন ধর্মের প্রভাব প্রতিপত্তি অটুট ছিল? (জ্ঞান)
[ক] বৌদ্ধ
[খ] হিন্দু
✅ বৈদিক
[ঘ] পৌরাণিক

১৭৩. কোন আমলে নতুন ব্রা‏হ্মণ্য ধর্মের আবির্ভাব ঘটে? (জ্ঞান)
✅ গুপ্ত
[খ] পাল
[গ] তাম্র
[ঘ] সেন

১৭৪. কার সময় হতে রাজকীয় শাসনের শুরুতে বিষ্ণুর স্তবের প্রচলন হয়? (জ্ঞান)
[ক] ধর্মপাল
[খ] শশাংক
✅ লক্ষণ সেন
[ঘ] ভাস্কর বর্মা

১৭৫. প্রাচীন বাংলায় কোন পূজা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল? (জ্ঞান)
✅ সূর্য ও শক্তি
[খ] দেব-দেবী
[গ] গাছপালা
[ঘ] মূর্তি

১৭৬. জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর রাঢ় দেশে আগমন করেছিলেন কত শতকে? (জ্ঞান)
[ক] পঞ্চম
✅ ষষ্ঠ
[গ] সপ্তম
[ঘ] অষ্টম

১৭৭. সম্রাট অশোকের রাজত্বকালে কোন বঙ্গে জৈন সম্প্রদায় বিদ্যমান ছিল? (জ্ঞান)
✅ উত্তর
[খ] পশ্চিম
[গ] দক্ষিণ
[ঘ] পূর্ব

১৭৮. প্রাচীন বাংলার ধর্ম জগতে কোন ধর্ম একটি বিশিষ্ট স্থান দখল করে আছে? (জ্ঞান)
[ক] ইসলাম
[খ] হিন্দু
✅ বৌদ্ধ
[ঘ] জৈন

১৭৯. কার রাজত্বকালে বৌদ্ধধর্ম বাংলায় বেশি প্রসার লাভ করে? (জ্ঞান)
[ক] শশাংক
[খ] কংস
[গ] গৌতম
✅ অশোক

১৮০. পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? (জ্ঞান)
[ক] বৈদিক
[খ] জৈন
[গ] বৈষ্ণব
✅ বৌদ্ধ

১৮১. কত শতক পর্যন্ত বাংলায় বৌদ্ধ ধর্মের জয়জয়কার ছিল? (জ্ঞান)
[ক] সপ্তম-অষ্টম
[খ] পঞ্চম-সপ্তম
[গ] চতুর্থ-পঞ্চম
✅ অষ্টম-একাদশ

১৮২. বিহার নির্মাণের কারণ কী ছিল? (অনুধাবন)
[ক] বৌদ্ধ রাজাদের বসবাস
[খ] হিন্দু রাজাদের প্রশিক্ষণ প্রদান
✅ বৌদ্ধ ভিক্ষুদের বসবাস ও বিদ্যাচর্চা
[ঘ] হিন্দু রাজাদের বসবাস

১৮৩. মহাপণ্ডিতাচার্য বোধিভদ্র কোন বিহারে বাস করতেন? (জ্ঞান)
✅ সোমপুর
[খ] বিক্রমশীল
[গ] শালবন
[ঘ] ওদন্তপুর

১৮৪. বাংলায় বৌদ্ধ ও জৈন ভিক্ষুরা কীভাবে ধর্ম প্রচার করতেন? (অনুধাবন)
✅ বিহার ও সংঘরাম তৈরি করে
[খ] মানুষকে ভয় দেখিয়ে
[গ] প্রাচীন নিদর্শনের মাধ্যমে
[ঘ] বিহারের মাধ্যমে

১৮৫. কোন যুগে বিষ্ণু, শিব, পার্বতী বিভিন্ন দেব-দেবীর পূজা করা হয়? (জ্ঞান)
✅ সেন
[খ] মোগল
[গ] পাল
[ঘ] গুপ্ত

১৮৬. দ্বাদশ শতকের শেষদিকে বৌদ্ধ সংঘ বিতাড়িত হয়ে নেপাল ও তিব্বতে গমন করে কেন? (অনুধাবন)
[ক] ধর্ম প্রচারের জন্য
✅ আত্মরক্ষার জন্য
[গ] শিক্ষার জন্য
[ঘ] ব্যবসা-বাণিজ্যের জন্য

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮৭. স্থানীয় ধর্ম বিশ্বাসের প্রভাবের ফলে আর্যধর্মে যে বিষয়টি দেখা যায়- (অনুধাবন)
i. বিবর্তন
ii. কলহ
iii. ধর্মীয় ক্রিয়াকাণ্ডে জটিলতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৮. প্রাচীন বাংলায় প্রভাব ছিল- (অনুধাবন)
i. বৈদিক ধর্মের
ii. বৌদ্ধ ধর্মের
iii. জৈন ধর্মের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৯ ও ১৯০ নং প্রশ্নের উত্তর দাও :
অনীল কমলাপুরে বৌদ্ধ বিহার দেখতে যায়। সে এর সৌন্দর্যে মুগ্ধ হয়।

১৮৯. অনীলের দেখা নিদর্শন কোন যুগে সর্বাধিক সমৃদ্ধ ছিল? (প্রয়োগ)
[ক] আর্য
✅ প্রাচীন
[গ] মধ্য
[ঘ] বৈদিক

১৯০. অনীলের দেখা নিদর্শন ছড়িয়ে ছিল- (উচ্চতর দক্ষতা)
i. বাংলায়
ii. ত্রিপুরায়
iii. কুমিল্লায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 প্রাচীন বাংলার আচার-অনুষ্ঠান, উৎসব ও রীতি-নীতি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৫৪
⚛ বিজয়া দশমীর দিন একপ্রকার নৃত্যগীতের আয়োজন করা হতো যার নাম- শাবোরৎসব।
⚛ প্রাচীন বাংলার প্রধান উৎসব ছিল- হোলি।
⚛ সুখরাত্রিব্রত পালিত হতো- কার্তিক মাসে।
⚛ বাংলার হিন্দুদের দৈনন্দিন জীবনের প্রবল প্রভাব ছিল- ধর্মশাস্ত্রে।
⚛ প্রাচীনকালে সুখ্যাতি ছিল- বাঙালি মেয়েদের।
⚛ প্রাচীন বাংলায় প্রচলিত ছিল- সহমরণ প্রথা।
⚛ উমা অর্থাৎ দুর্গার অর্চনা উপলক্ষে প্রচুর উৎসব হতো- বরেন্দ্রে।
⚛ প্রাচীনকালে বাদ্যসহকারে প্রচলিত ছিল- অশ্লীল গানের রীতি।
⚛ কার্তিক মাসের শুক্লা প্রতিপদে অনুষ্ঠিত হয়- দ্যুত প্রতিপদ নামে এক বিশেষ উৎসব।
⚛ প্রাচীন বাংলার পুরুষরা ছিল- উদ্ধত ও বিবাদপ্রিয়।
⚛ প্রাচীন বাংলার নারীদের কোনো বিধানগত অধিকার ছিল না- ধনসম্পত্তিতে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯১. দুর্গার অর্চনা উপলক্ষে বিপুল উৎসব হতো কোথায়? (জ্ঞান)
✅ বরেন্দ্রে
[খ] হিমাচলে
[গ] পাহাড়পুর
[ঘ] ঢাকায়

১৯২. বিজয়া দশমীর দিন কোন উৎসব পালন করা হতো? (জ্ঞান)
✅ শাবোরৎসব
[খ] নবান্ন উৎসব
[গ] কাম-মহোৎসব
[ঘ] উমা মহোৎসব

১৯৩. প্রাচীন বাংলার অন্যতম প্রধান উৎসব ছিল কোনটি? (প্রয়োগ)
[ক] জন্মষ্টমী
✅ হোলি
[গ] আকাশপ্রদীপ
[ঘ] দশহরা

১৯৪. সুখরাত্রিব্রত কোন মাসে পালিত হতো? (জ্ঞান)
[ক] চৈত্র
✅ কার্তিক
[গ] অগ্রহায়ণ
[ঘ] বৈশাখ

১৯৫. প্রাচীনকালে বাংলার জনগণের দৈনন্দিন জীবনে একটি শাস্ত্রের প্রবল প্রভাব ছিল। এখানে শাস্ত্র বলতে কী বুঝবে? (প্রয়োগ)
✅ ধর্মশাস্ত্র
[খ] গীতশাস্ত্র
[গ] লোকশাস্ত্র
[ঘ] কাব্যশাস্ত্র

১৯৬. বহু বিবাহ প্রথা কাদের জন্য প্রচলিত ছিল? (জ্ঞান)
[ক] নারী
✅ পুরুষ
[গ] বিধবা
[ঘ] বিপত্নীক

১৯৭. কৃচ্ছ্রসাধন কাদের করতে হতো? (জ্ঞান)
[ক] নারী
[খ] পুরুষ
✅ বিধবা
[ঘ] বিপত্নীক

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৮ ও ১৯৯ নং প্রশ্নের উত্তর দাও :
প্রাচীন যুগের বাংলার ইতিহাস পড়ছিল সুমন। সে সময়ে পুরুষদের সামাজিক অবস্থায় সে বিব্রত হয়।

১৯৮. সুমন প্রাচীন যুগের কোন তথ্যে বিব্রত হতে পারে বলে তুমি মনে কর? (প্রয়োগ)
✅ পুরুষদের কোনো সুনাম ছিল না
[খ] সতীদাহ প্রথার প্রচলন ছিল
[গ] শিক্ষার ব্যবস্থা অপ্রতুল ছিল
[ঘ] ধর্মের প্রভাব প্রবল ছিল

১৯৯. সুমন জানবে বাঙালি মেয়েদের- (উচ্চতর দক্ষতা)
i. সুখ্যাতি ছিল
ii. পর্দাপ্রথা ছিল
iii. লেখাপড়ার ব্যবস্থা ছিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Post a Comment (0)
Previous Post Next Post