SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৪ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
চতুর্থ অধ্যায়

Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-04
History of Bangladesh and World Civilization
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (খ্রিস্টপূর্ব ৩২৬-১২০৮ খ্রিস্টাব্দ)

১. কোন সময়ে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
✅ ৩২০ খ্রিষ্টাব্দ
[খ] ৩২১ খ্রিষ্টাব্দ
[গ] ৩২২ খ্রিষ্টাব্দ
[ঘ] ৩২৩ খ্রিষ্টাব্দ

২. শশাংক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন-
i. পুষ্যভূতিদের দমন করতে
ii. মৌখরীদের দমন করতে
iii. রাজ্যশ্রীকে বন্দি করতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
রায়গঞ্জ ইউনিয়নে সুদীর্ঘকাল ধরে শান্তিপূর্ণভাবে শাসনকাজ পরিচালিত হয়ে আসছে। কিন্তু, অদক্ষ ও দুর্বল চেয়ারম্যান সুমনের শাসনামলে বিভিন্ন কারণে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে দুর্জয়ের নেতৃত্বে জনগণ বিদ্রোহ করে সুমনকে তার পদ থেকে সরিয়ে দেয়।

৩. রূপগঞ্জের বিদ্রোহী নেতা দুর্জয়ের মধ্যে ইতিহাসের কোন বিদ্রোহী নেতার আদর্শ প্রতিফলিত হয়েছে?
[ক] ভীম
✅ দিব্য
[গ] দ্বিতীয় মহীপাল
[ঘ] বিগ্রহ পাল

৪. চেয়ারম্যান সুমনের মতো উক্ত নেতার ক্ষমতাচ্যুতির কারণ-
i. বিদ্রোহ দমনে ব্যর্থতা
ii. শাসক হিসেবে অদক্ষতা
iii. জনগণের সমস্যা সমাধানে অপারগতা

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. পালবংশের পতন ঘটে কার হাতে? (সকল বোর্ড - ২০১৬)
[ক] অজয় সেন
✅ বিজয় সেন
[গ] লক্ষণ সেন
[ঘ] বল্লাল সেন

২. গুপ্ত যুগের প্রশাসনিক বিভাগ সম্পর্কে কোনটি সঠিক? (সকল বোর্ড - ২০১৬)
[ক] গ্রাম ➜ বীথি ➜ মণ্ডল ➜ বিষয় ➜ ভুক্তি
✅ ভুক্তি ➜ বিষয় ➜ মণ্ডল ➜ বীথি ➜ গ্রাম
[গ] গ্রাম ➜ বীথি ➜ বিষয় ➜ ভুক্তি ➜ মণ্ডল
[ঘ] ভুক্তি ➜ মণ্ডল ➜ বীথি ➜ বিষয় ➜ গ্রাম

৩. গৌড়রাজ শশাংকের রাজধানী ছিল কোনটি? (সকল বোর্ড - ২০১৫)
✅ কর্ণসুবর্ণ
[খ] বিক্রমপুর
[গ] পুন্ড্রনগর
[ঘ] চন্দ্রদ্বীপ

৪. ‘দান সাগর’ বইটির লেখক কে? (সকল বোর্ড - ২০১৫)
✅ বল্লাল সেন
[খ] সন্ধ্যাকর নদী
[গ] ইন্দ্রগুপ্ত
[ঘ] উমাপতি ধর

৫. গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কখন? (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
ক খ্রিষ্টপূর্ব ৩২৫ - ২৪ অব্দে
[খ] খ্রিষ্টপূর্ব ৩২৬ - ২৫ অব্দে
✅ খ্রিষ্টপূর্ব ৩২৭ - ২৬ অব্দে
[ঘ] খ্রিষ্টপূর্ব ৩২৮ - ২৭ অব্দে

৬. বাংলাদেশে ‘গঙ্গারিডই’ নামে এক শক্তিশালী রাজ্য ছিল- এটি কোন লেখকের বিবরণীতে জানা যায়? (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] পারসিক
✅ গ্রিক
[গ] আফগান
[ঘ] ভারতীয়

৭. ‘প্রাসিঅয়’ জাতির রাজধানী কোথায় ছিল? (মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ প্যালিবোথরা
[খ] পাঞ্জাব
[গ] কাশ্মির
[ঘ] কুচবিহার

৮. নিচের (?) চি‎হ্নিত স্থানে কোনটি বসবে? (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] পাল শাসন
[খ] সেন শাসন
[গ] গুপ্ত শাসন
✅ মৌর্য শাসন

৯. ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে? (ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] ৩১৮
[খ] ৩১৯
✅ ৩২০
[ঘ] ৩২১

১০. শশাংক প্রথম কোথায় রাজ্য স্থাপন করেন? (মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] বঙ্গে
[খ] পুণ্ড্রে
✅ গৌড়ে
[ঘ] সমতটে

১১. শশাংকের রাজধানীর নাম কী? (আল হেরা একাডেমি, পাবনা; খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] পুণ্ড্রনগর
✅ কর্ণসুবর্ণ
[গ] পুণ্ড্রবর্ধন
[ঘ] তাম্রলিপ্ত

১২. হিউয়েন সাং শশাংককে কী বলে আখ্যায়িত করেছেন? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] জৈনধর্ম বিদ্বেষী
[খ] শৈবধর্ম বিদ্বেষী
[গ] হিন্দুধর্ম বিদ্বেষী
✅ বৌদ্ধধর্ম বিদ্বেষী

১৩. পুকুরে বড় মাছ শক্তির দাপটে ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে- (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] রাক্ষস মাছ
[খ] ভয়ঙ্কর মাছ
[গ] অন্ধকারময় অবস্থা
✅ মাৎস্যন্যায়

১৪. ‘মাৎস্যন্যায়’-এর অবসান ঘটে কীভাবে? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] মৌর্যদের আগমনে
[খ] গুপ্তদের আগমনে
[গ] সেনদের আগমনে
✅ পালদের আগমনে

১৫. পাল বংশের প্রতিষ্ঠা করেন কে? (কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়; রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] শশাংক
✅ গোপাল
[গ] মহীপাল
[ঘ] সৌমিত্র

১৬. লামা তারনাথ কোন দেশের ঐতিহাসিক? (আল হেরা একাডেমি, পাবনা)
✅ তিব্বত
[খ] চীন
[গ] গ্রিস
[ঘ] পারস্য

১৭. দীর্ঘকাল বাংলা শাসন করেন কোন রাজবংশ? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] মৌর্য রাজবংশ
[খ] গুপ্ত রাজবংশ
✅ পাল রাজবংশ
[ঘ] সেন রাজবংশ

১৮. পাল আমলে শাসন বিভাগের সর্বোচ্চ স্থানে কে ছিলেন? (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ রাজা
[খ] রাজপুত্র
[গ] সেনাপতি
[ঘ] উজির

১৯. পালবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? (খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়; বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] গোপাল
✅ ধর্মপাল
[গ] দেবপাল
[ঘ] মহীপাল

২০. ধর্মপাল কত বছর রাজত্ব করেন? (আল হেরা একাডেমি, পাবনা)
[ক] ৩৮
[খ] ৩৯
✅ ৪০
[ঘ] ৪১

২১. ধর্মপাল কোথায় একটি বৌদ্ধবিহার বা মঠ নির্মাণ করেন? (মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর)
✅ ভাগলপুরের ২৪ মাইল পূর্বে
[খ] জয়পুরের শ্রীনগরে
[গ] বিহারে
[ঘ] গয়াকাশীর নিকট

২২. ধর্মপালের পুত্রের নাম কী? (মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর)
✅ দেবপাল
[খ] সৌমিত্র পাল
[গ] কম্ভপাল
[ঘ] ইন্দ্রপাল

২৩. পালবংশের সর্বশেষ সফল শাসক কে ছিলেন? (বিএএফ শাহীন কলেজ, ঢাকা)
[ক] মহীপাল
[খ] দেবপাল
[গ] বিগ্রহপাল
✅ রামপাল

২৪. পাল বংশের পতন ঘটে কত শতকে? (মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] দশ
[খ] এগারো
✅ বার
[ঘ] তের

২৫. দেববংশের কতজন রাজার নাম পাওয়া যায়? (দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল)
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬

২৬. দেবদের রাজত্ব বিস্তৃত ছিল কোথায়? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)
[ক] গৌড়ে
[খ] বঙ্গে
[গ] পুন্ড্রে
✅ সমতটে

২৭. কান্তিদেবের রাজ্যভুক্ত ছিল বর্তমানের কোনটি? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] বগুড়া
[খ] কুমিল্লা
[গ] নওগাঁ
✅ সিলেট

২৮. ত্রৈলোক্যচন্দ্রের উপাধি কী ছিল? (মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর)
✅ মহারাজাধিরাজ
[খ] পরমেশ্বর
[গ] পরমভট্টারক
[ঘ] পরম সৌগত

২৯. রোহিতগিরি নামটি কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)
[ক] কুটিলামুড়া
[খ] বড়কামতা
[গ] ময়নামতি
✅ লালমাই পাহাড়

৩০. হরিবর্মা ক্ষমতায় ছিলেন কত বছর? (পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ৪৫
✅ ৪৬
[গ] ৪৭
[ঘ] ৪৮

৩১. কত শতকে বাংলায় সেন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] নবম
[খ] দশম
[গ] একাদশ
✅ দ্বাদশ

৩২. বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? (রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়)
✅ সামন্ত সেন
[খ] বিজয় সেন
[গ] লক্ষণ সেন
[ঘ] অজয় সেন

৩৩. বিজয় সেনের শাসনকাল কোনটি? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ ১০৯৮-১১৬০ খ্রিষ্টাব্দ
[খ] ১০৯৯-১১৬১ খ্রিষ্টাব্দ
[গ] ১১০০-১১৬২ খ্রিষ্টাব্দ
[ঘ] ১১০১-১১৬৩ খ্রিষ্টাব্দ

৩৪. কাদের প্রতি বল্লাল সেনের যথেষ্ট অনুরাগ ছিল? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)
[ক] শিক্ষিতদের
[খ] ধার্মিকদের
[গ] আত্মীয়দের
✅ বিদ্যা ও বিদ্বানের

৩৫. ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ গ্রন্থের লেখক কে? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] টেকচাঁদ ঠাকুর
✅ বল্লাল সেন
[গ] সন্ধ্যাকর নন্দি
[ঘ] লক্ষণ সেন

৩৬. বাংলায় সেন বংশের শাসন কত কাল স্থায়ী ছিল? (খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] প্রায় ৫০ বছর
[খ] প্রায় ১০০ বছর
✅ প্রায় ১৫০ বছর
[ঘ] প্রায় ২০০ বছর

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৭. খড়গ রাজবংশের অধিকৃত অঞ্চল হলো- (মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়)
i. ত্রিপুরা
ii. নোয়াখালী
iii. দিনাজপুর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৮. দেববংশের রাজাগণ হলেন- (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
i. শ্রীশান্তিদেব
ii. শ্রীবীরদেব
iii. শ্রীভবদেব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও :
নূরু মিয়া অনেক জমির মালিক। সে জমিতে চাষাবাদ করে না। ফলে জমিগুলো অনাবাদি রূপ ধারণ করে। হাসু অন্য গ্রাম থেকে এসে বর্গা নিয়ে জমি চাষাবাদ করে। পরবর্তী সময়ে হাসু নূরু মিয়ার সকল জমিই নিজের নামে লিখে নেয়। (সকল বোর্ড - ২০১৬)

৩৯. অনুচ্ছেদে নূরু মিয়ার চরিত্রে কোন ভারত বিজেতার চরিত্র ফুটে উঠেছে?
[ক] লর্ড হার্ডিঞ্জ
[খ] লর্ড ডালহৌসি
✅ আলেকজান্ডার
[ঘ] মহাত্মা গান্ধী

৪০. উক্ত ব্যক্তির বিশ্বে আধিপত্য বিস্তারের মূল কারণ-
i. সুচতুর সেনাবাহিনী
ii. অর্থনৈতিক স্বচ্ছলতা
iii. বীরত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও :
বহিরাগত ‘ক’ বংশের লোকেরা শিবগঞ্জে তাদের বসতি স্থাপন করেন। প্রথম জীবনে ‘ক’ বংশের লোকেরা ধর্মগুরু হিসাবে কাজ করলেও পরবর্তীতে তারা পেশা পরিবর্তন করেন এবং শিবগঞ্জে নিজেদের আধিপত্য বিস্তার করেন।
(সকল বোর্ড - ২০১৫)

৪১. অনুচ্ছেদে ‘ক’ বংশের সাথে নিচের কোন রাজবংশের সাদৃশ্য রয়েছে?
[ক] বর্মবংশ
[খ] চন্দ্রবংশ
[গ] পালবংশ
✅ সেনবংশ

৪২. উক্ত রাজবংশের সর্বশেষ শাসকের কর্মকাণ্ডের ফলে-
i. সাহিত্য চর্চা গতি পায়
ii. তাদের রাজত্ব হারায়
iii. অর্থনীতিতে গতিশীলতা আসে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও :
বহিরাগত ‘ক’ বংশের লোকেরা শিবগঞ্জে তাদের বসতি স্থাপন করেন। প্রথম জীবনে ‘ক’ বংশের লোকেরা ধর্মগুরু হিসাবে কাজ করলেও পরবর্তীতে তারা পেশা পরিবর্তন করেন এবং শিবগঞ্জে নিজেদের আধিপত্য বিস্তার করেন।
(সকল বোর্ড - ২০১৫)

৪৩. অনুচ্ছেদে ‘ক’ বংশের সাথে নিচের কোন রাজ বংশের সাদৃশ্য রয়েছে?
[ক] বর্ম বংশ
[খ] চন্দ্র বংশ
[গ] পাল বংশ
✅ সেন বংশ

৪৪. উক্ত রাজবংশের সর্বশেষ শাসকের কর্মকাণ্ডের ফলে-
i. সাহিত্য চর্চা গতি পায়
ii. তাদের রাজত্ব হারায়
iii. অর্থনীতিতে গতিশীলতা আসে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
অনিক ইতিহাস গবেষণা করে দেখতে পেল যে প্রকৃতিগত কারণেই বাংলায় সেই প্রাচীনকাল হতে বিভিন্ন বিদেশি শক্তির আবির্ভাব হয়। যাদের আক্রমণের ফলে অনেক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়। তেমনি বিদেশি শক্তির আক্রমণে গুপ্ত সাম্রাজ্য ভেঙে বাংলায় গড়ে ওঠে বঙ্গ ও গৌড় নামে স্বাধীন রাজ্য।
(মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)

৪৫. অনুচ্ছেদে কাদের আক্রমণের কথা বলা হয়েছে?
✅ হুনদের
[খ] শকদের
[গ] কৃষাণদের
[ঘ] গ্রিকদের

৪৬. উক্ত ‘রাজ্যে’ মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন-
i. গোচন্দ্র
ii. ধর্মাদিত্য
iii. সমাচারদেব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
নবীগঞ্জ পৌরসভার মেয়র শপথ গ্রহণ করে জনকল্যাণকর কাজের দিকে মনোযোগ দেয়। শহরে তিনি বেশ কয়েকটি দীঘি খনন করে পৌরবাসীর পানির অভাব দূর করেন। (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)

৪৭. কোন পাল রাজার জ্ঞানের সাথে পৌর মেয়রের জনকল্যাণকর জ্ঞান তুলনা করা যায়?
[ক] গোপাল
[খ] দেবপাল
✅ প্রথম মহীপাল
[ঘ] ন্যায়পাল

৪৮. উক্ত রাজার শ্রেষ্ঠ কীর্তি হলো-
✅ পাল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা
[খ] জনহিতকর কার্য
[গ] বৌদ্ধ বিহার নির্মাণ
[ঘ] রাজ্যবিস্তার

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ২৯

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৯. কোন সময়ের ইতিহাস খুঁজে পাওয়া সহজ নয়? (অনুধাবন)
✅ পালপূর্ব যুগের
[খ] সেনপূর্ব যুগের
[গ] মৌর্যপূর্ব যুগের
[ঘ] গুপ্তপূর্ব যুগের

৫০. প্রাচীনতম বাংলায় রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে কীভাবে? (প্রয়োগ)
ক নিরবচ্ছিন্নভাবে
✅ বিচ্ছিন্নভাবে
[গ] ধীরগতিতে
[ঘ] দ্রুতগতিতে

৫১. স্বাধীন রাজ্য উত্থানের যুগে কোন রাজা সবচেয়ে শক্তিমান ছিলেন? (অনুধাবন)
[ক] গোপাল
[খ] হর্ষবর্ধন
✅ শশাংক
[ঘ] ধর্ম সেন

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫২. এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়- (অনুধাবন)
i. পাল শাসনের অবসানের পর
ii. মৌর্য শাসনের অবসানের পর
iii. গুপ্ত শাসনের অবসানের পর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে প্রযোজ্য তথ্য- (উচ্চতর দক্ষতা)
i. বারো শতকের মাঝামাঝি পাল বংশের পতন ঘটে
ii. তেরো শতকের প্রথম দশকে সেন বংশের পতন ঘটে
iii. প্রাচীন যুগের অবসানে মধ্যযুগের সূচনা ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 মৌর্য ও গুপ্ত যুগে বাংলা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ২৯
⚛ পাল বংশের গোড়াপত্তন করেন- গোপাল।
⚛ স্বাধীন রাজ্য উত্থানের যুগে উত্তর বাংলার শক্তিমান রাজা ছিলেন- শশাংক।
⚛ মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়- সম্রাট অশোকের রাজত্বকালে।
⚛ মৌর্য ও গুপ্তদের রাজধানী ছিল- পুণ্ড্রনগর।
⚛ ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়- ৩২০ খ্রিষ্টাব্দে।
⚛ সমগ্র বাংলা জয় করেছেন- গুপ্ত সম্রাট সমুদ্র গুপ্ত।
⚛ সেন শাসন অব্যাহত ছিল- প্রায় দুইশ বছর।
⚛ সম্রাট শশাংকের মৃত্যুর পর রাজ্যজুড়ে অরাজক ও বিশৃঙ্খলা থাকে- প্রায় ১০০ বছর।
⚛ গ্রিক লেখকদের কথায় বাংলাদেশে এক শক্তিশালী রাজ্য ছিল যার নাম- গঙ্গারিডই।
⚛ মুসলিম শক্তির হাতে সেনবংশের অবসান ঘটে- তেরো শতকের প্রথম দশকে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৪. কোন যুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা করার তেমন কোনো উপাদান পাওয়া যায় না? (জ্ঞান)
[ক] পাল
[খ] সেন
✅ গুপ্ত
[ঘ] মুসলমান

৫৫. প্রাচীন বাংলার ইতিহাস রচনার উপাদান পাওয়া যায় না কেন? (অনুধাবন)
✅ মানুষ লেখায় অভ্যস্ত ছিল না
[খ] প্রাচীন লেখাগুলো হারিয়ে গেছে
[গ] প্রাচীন সময় লেখার উপকরণ ছিল না
[ঘ] মানুষ লেখার নিয়ম জানত না

৫৬. আলেকজান্ডার কোন দেশের নাগরিক? (জ্ঞান)
[ক] আলবেনিয়া
✅ গ্রিস
[গ] ইতালি
[ঘ] আজারবাইজান

৫৭. কে খ্রিষ্টপূর্ব ৩২৭-২৬ অব্দে ভারত আক্রমণ করেন? (জ্ঞান)
[ক] গোপাল
✅ আলেকজান্ডার
[গ] লক্ষণ সেন
[ঘ] বিজয় সেন

৫৮. খ্রিষ্টপূর্ব ৩২৭-২৬ অব্দে আলেকজান্ডার কোন দেশ আক্রমণ করেছিলেন? (জ্ঞান)
[ক] গ্রিস
[খ] চীন
✅ ভারত
[ঘ] থাইল্যান্ড

৫৯. গঙ্গা নদীর স্রোত কয়টি? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৫

৬০. ‘প্রাসিঅয়’ কী? (জ্ঞান)
[ক] একটি নদীর নাম
[খ] একটি পাহাড়ের নাম
[গ] একটি রাজ্যের নাম
✅ একটি জাতির নাম

৬১. ‘গঙ্গারিডই’ বলতে কী বোঝ? (অনুধাবন)
✅ একটি শক্তিশালী রাজ্য
[খ] একটি নগর
[গ] একটি নদী
[ঘ] একটি পর্বত

৬২. পাটলিপুত্রের আগের নাম কী ছিল? (জ্ঞান)
[ক] থোবরা
✅ পালিবোথরা
[গ] গঙ্গা
[ঘ] হরিকেল

৬৩. বাংলার রাজা মগধাদি দেশ জয় করে কোন রাজ্য পর্যন্ত স্বীয় রাজ্য বিস্তার করেছিলেন? (জ্ঞান)
[ক] আসাম
[খ] গোয়া
[গ] বোম্বে
✅ পাঞ্জাব

৬৪. আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় বাংলার রাজা কোন বংশীয় ছিলেন? (জ্ঞান)
[ক] চন্দ্র
✅ নন্দ
[গ] পান
[ঘ] মৌর্য

৬৫. আলেকজান্ডার ভারত ত্যাগের কত বছর পর সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য বংশের ওপর প্রভুত্ব স্থাপন করেন? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

৬৬. সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের এক বিশাল অঞ্চলের ওপর মৌর্য বংশের প্রভুত্ব স্থাপন করেন কখন? (জ্ঞান)
[ক] ৩২০ খ্রিষ্টপূর্বাব্দে
✅ ৩২১ খ্রিষ্টপূর্বাব্দে
[গ] ৩২২ খ্রিষ্টপূর্বাব্দে
[ঘ] ৩২৩ খ্রিষ্টপূর্বাব্দে

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৪

৬৭. সম্রাট অশোকের সময় কোন অঞ্চলে মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়?
 (জ্ঞান)
[ক] দক্ষিণ বাংলায়
✅ উত্তর বাংলায়
[গ] পশ্চিম বাংলায়
[ঘ] পূর্ব বাংলায়

৬৮. সম্রাট অশোকের রাজত্বকাল কোনটি? (জ্ঞান)
ক খ্রিষ্টপূর্ব ২৭৩-২৩২ অব্দ
✅ খ্রিষ্টপূর্ব ২৬৯-২৩২ অব্দ
[গ] খ্রিষ্টপূর্ব ২৭৫-২৩৪ অব্দ
[ঘ] খ্রিষ্টপূর্ব ২৭৬-২৩৫ অব্দ

৬৯. মৌর্য শাসন কর্ণসুবর্ণ অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল। কর্ণসুবর্ণ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? (প্রয়োগ)
[ক] হুগলি
[খ] সমতট
✅ মুর্শিদাবাদ
[ঘ] রাঢ়

৭০. শুঙ্গ ও কন^ বংশের আবির্ভাব ঘটে কোন সাম্রাজ্যের পতনের পর? (জ্ঞান)
[ক] গুপ্ত
✅ মৌর্য
[গ] হুগলি
[ঘ] পাল

৭১. মৌর্য সাম্রাজ্যের পতনের পর কোন বংশের আবির্ভাব ঘটে? (জ্ঞান)
✅ কন্ব ও শুঙ্গ
[খ] খড়গ ও বর্ম
[গ] শূর ও দেব
[ঘ] চন্দ্র ও পাল

৭২. পুষ্করণ রাজ্য কোনটির অন্তর্গত ছিল? (জ্ঞান)
[ক] পূর্ব বাংলা
✅ পশ্চিম বাংলা
[গ] দক্ষিণ বাংলা
[ঘ] উত্তর বাংলা

৭৩. কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে উত্তরবঙ্গের কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে নিয়ে আসে? (জ্ঞান)
✅ প্রথম চন্দ্রগুপ্ত
[খ] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[গ] তৃতীয় চন্দ্রগুপ্ত
[ঘ] চতুর্থ চন্দ্রগুপ্ত

৭৪. ‘ভুক্তি’ হলো- (অনুধাবন)
✅ প্রদেশের নাম
[খ] দেশের নাম
[গ] জাতির নাম
[ঘ] পাখির নাম

৭৫. এদেশে গুপ্তদের রাজধানী কোথায় ছিল? (জ্ঞান)
[ক] ময়নামতি
✅ পুণ্ড্রনগর
[গ] পাহাড়পুর
[ঘ] শিয়ালকোট

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৬. গঙ্গা নদীর যেসব স্রোতধারা ছিল- (অনুধাবন)
i. ভাগীরথী
ii. পদ্মা
iii. ব্রহ্মপুত্র

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. মৌর্য সাম্রাজ্যের পতনের পর যেসব বংশের আবির্ভাব ঘটে- (অনুধাবন)
i. শুঙ্গ
ii. কন্ব
iii. খড়গ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. সমুদ্রগুপ্তের রাজত্বকালে বাংলা সম্পর্কিত তথ্য হলো- (অনুধাবন)
i. সমতট বাংলার করদরাজ্য ছিল
ii. রাজধানী ছিল মহাস্থানগড়ের পুণ্ড্রনগর
iii. উত্তরবঙ্গ একটি প্রদেশ বা ভুক্তি ছিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৯, ৮০ ও ৮১ নং প্রশ্নের উত্তর দাও :
সম্প্রতি দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত এক নিবন্ধ পাঠে জানা যায় যে, ইতিহাসবিদগণ গুপ্ত যুগ সম্পর্কে জানার মতো বেশ কিছু উপাদান পেয়েছেন। ফলে তখনকার সময়ের ইতিহাস রচনার কাজ কিছুটা হলেও সহজ হয়েছে।

৭৯. উল্লিখিত যুগে কোন জনপদটি তাদের অধিকারের বাইরে ছিল? (প্রয়োগ)
[ক] হরিকেল
[খ] বরেন্দ্র
✅ সমতট
[ঘ] গৌড়

৮০. ঐ যুগে প্রতিষ্ঠিত সাম্রাজ্যের পতন ঘটেছিল- (প্রয়োগ)
i. ষষ্ঠ শতকের প্রথমার্ধে
ii. পালরাজাদের আক্রমণে
iii. দুর্ধর্ষ জাতি হুনদের আক্রমণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. ঐ যুগের অধিবাসীরা ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল কত খ্রিষ্টাব্দে? (অনুধাবন)
[ক] ২৯৪
[খ] ৩০৫
✅ ৩২০
[ঘ] ৩২৪

💘 গুপ্ত পরবর্তী বাংলা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৩০
⚛ উত্তর ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উদ্ভব হয়- গুপ্ত সাম্রাজ্যের পতনের পর।
⚛ তাম্রশাসনের তিন রাজা গ্রহণ করেছিলেন- মহারাজাধিরাজ উপাধি।
⚛ তাম্রশাসকদের রাজত্বকাল ছিল- ৫২৫ খ্রিষ্টাব্দ হতে ৬০০ খ্রিষ্টাব্দের মধ্যে।
⚛ বঙ্গরাজ্য গৌড় জনপদ নামে পরিচিতি লাভ করে- ছয় শতকের মাঝামাঝি।
⚛ স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন- রাজা শশাংক।
⚛ রাজা শশাংক ছিলেন- শৈব ধর্মের উপাসক।
⚛ সাত শতকে বাংলার ইতিহাসে একটি বিশিষ্ট নাম- শশাংক।
⚛ শশাংক ছিলেন স্বাধীন বাংলার প্রথম- সার্বভৌম শাসক।
⚛ গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে বলা হতো- মহাসামন্ত।
⚛ স্বাধীন গৌড় রাজ্যের উত্থান ঘটলে-বঙ্গ রাজ্যের পতন ঘটে।
⚛ শশাংকের রাজধানীর নাম ছিল- কর্ণসুবর্ণ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮২. হুন জাতি কোন শতকে গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করে? (জ্ঞান)
[ক] দ্বিতীয়
[খ] তৃতীয়
[গ] চতুর্থ
✅ পঞ্চম

৮৩. হুন কী? (জ্ঞান)
[ক] নদী
[খ] পাহাড়
✅ জাতি
[ঘ] পাখি

৮৪. মালবের যশোবর্মণ কোন শতকে গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেন? (জ্ঞান)
[ক] ৫ম
✅ ৬ষ্ঠ
[গ] ৭ম
[ঘ] ৮ম

৮৫. তাম্রশাসন বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] লোহার পাতে খোদাই করা রাজার নির্দেশ
[খ] সিসার পাতে খোদাই করা রাজার ঘোষণা
✅ তামার পাতে খোদাই করা রাজার নির্দেশ
[ঘ] রাজ্যে তাম্রমুদ্রার ব্যবহার

৮৬. গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব এই তিন রাজার শাসনকাল কখন ছিল? (জ্ঞান)
[ক] ৫০০-৬০০ খ্রিষ্টাব্দ
[খ] ৫২৫-৬০০ খ্রিষ্টাব্দ
✅ ৫২৫-৬০০ খ্রিষ্টাব্দ
[ঘ] ৫৫০-৬০০ খ্রিষ্টাব্দ

৮৭. চালুক্য বংশের রাজা কে ছিলেন? (জ্ঞান)
[ক] শশাংক
[খ] গোপাল
✅ কীর্তিবর্মণ
[ঘ] মহীপাল

৮৮. কোন শতকের পূর্বে দক্ষিণ বাংলার সমতট রাজ্যে ভদ্র, খড়গ, রাঢ় প্রভৃতি বংশের স্বাধীন ও সামন্ত রাজাদের উত্থান ঘটেছিল? (জ্ঞান)
[ক] ষষ্ঠ
[খ] অষ্টম
✅ সপ্তম
[ঘ] দশম

৮৯. কোন সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে বঙ্গ জনপদে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে? (জ্ঞান)
[ক] মৌর্য
✅ গুপ্ত
[গ] পাল
[ঘ] সেন

৯০. শশাংকের জীবন-কাহিনী পণ্ডিতদের নিকট পরিষ্কার নয় কেন? (অনুধাবন)
✅ বিপরীতমুখী বর্ণনার জন্য
[খ] ইতিহাসের উপাদান সঠিক বলে
[গ] মহাসামন্ত শাসক ছিল বলে
[ঘ] যুদ্ধে ব্যস্ত থাকার কারণে

৯১. শশাংক কত খ্রিষ্টাব্দের পূর্বে রাজ সিংহাসনে আরোহণ করেন? (জ্ঞান)
[ক] ৬০০
[খ] ৬০২
[গ] ৬০৩
✅ ৬০৬

৯২. সপ্তম শতাব্দীতে গৌড়ের রাজধানী ছিল কোনটি? (জ্ঞান)
✅ কর্ণসুবর্ণে
[খ] লখনৌতে
[গ] পাণ্ডুয়ায়
[ঘ] বর্ধমানে

৯৩. শশাংক কার সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন? (জ্ঞান)
[ক] মহীপাল
✅ মালবরাজ দেবগুপ্ত
[গ] চন্দ্রগুপ্ত
[ঘ] সমুদ্রগুপ্ত

৯৪. রাজা শশাংক সিংহাসনে আরোহণ করে দণ্ডভুক্তি, উড়িষ্যার উৎকল, কঙ্গোদ এবং বিহারের মগ্ধ জয় করেন। তার কর্মকাণ্ডের দ্বারা কোনটি ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)
[ক] ক্ষমতার দম্ভ
[খ] মহাসামন্ত বিস্তার
✅ রাজ্যবিস্তার
[ঘ] ক্ষমতার অপব্যবহার

৯৫. পশ্চিম দিক থেকে একটি শক্তি বাংলা অধিকারের জন্য বার বার চেষ্টা করছিল। এ শক্তিটির নাম কী? (প্রয়োগ)
[ক] পুষ্যভূতি
✅ মৌখরী
[গ] গুপ্ত
[ঘ] রায়

৯৬. শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সাথে কী ধরনের সম্পর্ক স্থাপন করেন? (অনুধাবন)
[ক] শত্রুতাপূর্ণ
✅ বন্ধুত্বপূর্ণ
[গ] রাজনৈতিক
[ঘ] বৈবাহিক

৯৭. থানেশ্বররাজ প্রভাকরবর্ধনের অকস্মাৎ মৃত্যু হলে কে সিংহাসনে বসেন? (জ্ঞান)
✅ রাজ্যবর্ধন
[খ] দেবগুপ্ত
[গ] রামপাল
[ঘ] মৌর্যসম্রাট

৯৮. মৌখরিরাজ গ্রহবর্মণকে পরাজিত করেন কে? (জ্ঞান)
[ক] দেবপাল
[খ] সমুদ্রগুপ্ত
[গ] সেনগুপ্ত
✅ দেবগুপ্ত

৯৯. দেবগুপ্তকে কে হত্যা করেন? (জ্ঞান)
[ক] সমুদ্রগুপ্ত
✅ রাজ্যবর্ধন
[গ] সেনগুপ্ত
[ঘ] মহীপাল

১০০. রাজ্যবর্ধনের মৃত্যুর পর কে কনৌজ ও থানেশ্বরের সিংহাসনে আরোহণ করেন? (জ্ঞান)
✅ হর্ষবর্ধন
[খ] দেবগুপ্ত
[গ] শশাংক
[ঘ] দেবপাল

১০১. ভাস্করবর্মা কোথাকার শাসক ছিলেন? (জ্ঞান)
✅ কামরূপ
[খ] কনৌজ
[গ] থানেশ্বর
[ঘ] উড়িষ্যা

১০২. ভাস্করবর্মা কার সাথে বন্ধুত্ব করেন? (জ্ঞান)
[ক] দেবগুপ্ত
✅ হর্ষবর্ধন
[গ] কীর্তিবর্মণ
[ঘ] গ্রহবর্মণ

১০৩. কত খ্রিষ্টাব্দে শশাংকের মৃত্যু হয়? (জ্ঞান)
[ক] ৬৩৪
[খ] ৬৩৫
[গ] ৬৩৬
✅ ৬৩৭

১০৪. শশাংক কোন ধর্মের উপাসক ছিলেন? (জ্ঞান)
[ক] হিন্দু
[খ] মুসলিম
✅ শৈব
[ঘ] বৌদ্ধ

১০৫. শশাংক কোন শতকের বাংলার ইতিহাসে একটি বিশিষ্ট নাম? (জ্ঞান)
[ক] ৬ষ্ঠ
✅ ৭ম
[গ] ৮ম
[ঘ] ৯ম

১০৬. প্রাচীন বাংলার ইতিহাসে প্রথম সার্বভৌম শাসকের নাম কী? (জ্ঞান)
[ক] দেবগুপ্ত
[খ] রামপাল
✅ শশাংক
[ঘ] মহীপাল

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৭. পঞ্চম শতকে ও ষষ্ঠ শতকের প্রথমার্ধের গুপ্ত সাম্রাজ্যকে আক্রমণ করে যে জাতি- (অনুধাবন)
i. হুন
ii. কন্ব
iii. যশোবর্মণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৮. গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার কারণে যে রাজারা স্বাধীন বঙ্গরাজ্য গড়ে তোলেন- (অনুধাবন)
i. গোচন্দ্র
ii. ধর্মাদিত্য
iii. সমাচারদেব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৯. সাত শতকের পূর্বেই দক্ষিণ বাংলার সমতটে যেসব বংশের স্বাধীন ও সামন্ত রাজাদের উত্থান ঘটে- (অনুধাবন)
i. ভদ্র
ii. খড়গ
iii. রাঢ়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১০. স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন- (অনুূধাবন)
i. শশাংক
ii. একজন মহাসামন্ত
iii. প্রভাকরবর্ধন

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১১. চালুক্যরাজগণের ক্রমাগত আক্রমণের ফলে বাংলায়- (উচ্চতর দক্ষতা)
i. গুপ্তবংশীয় রাজাগণ দুর্বল হয়ে পড়েন
ii. স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা লাভ করে
iii. রাজা শশাংককে ক্ষমতা দখলের সুযোগ করে দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১২. রাজা শশাংক ছিলেন- (অনুধাবন)
i. পণ্ডিতদের শিরোমণি
ii. মহাসেন গুপ্তের মহাসামন্ত
iii. মহাসেন গুপ্তের পুত্র অথবা ভ্রাতুষ্পুত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৩. রাজা শশাংকের ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. রাজধানী ছিল কর্ণসুবর্ণে
ii. ৬৩৭ খ্র্রিষ্টাব্দে মারা যান
iii. মহাসেনগুপ্তের মহাসামন্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৪. শশাংক জয় করেন- (অনুধাবন)
i. দণ্ডভুক্তি রাজ্য
ii. উড়িষ্যার উৎকল
iii. বিহারের মগধ রাজ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৫. গুপ্ত শাসনের অবসানের পর এদেশে- (অনুধাবন)
i. বিশৃঙ্খলা ও অরাজতা দেখা দেয়
ii. কেন্দ্রীয় শাসন শক্তিশালী হয়
iii. কিছু স্বাধীন রাজ্যের উত্থান ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 মাৎস্যন্যায় ও পাল বংশ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৩২
⚛ পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে- মাৎস্যন্যায়।
⚛ মাৎস্যন্যায়ের অবসান ঘটে- পালবংশের উত্থানের ফলে।
⚛ চুণ্ডাদেবীর মহিমাযুক্ত লাঠির আঘাতে গোপাল মেরে ফেলে- নাগরাক্ষুসীকে।
⚛ পাল বংশের রাজাগণ এ দেশ শাসন করেন- একটানা চারশত বছর।
⚛ পাল বংশের শ্রেষ্ঠ রাজা হলেন- রাজা ধর্মপাল।
⚛ পাহাড়পুরের সোমপুর বিহার প্রতিষ্ঠা করে- রাজা ধর্মপাল।
⚛ জনহিতকর কাজের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে- মহীপাল।
⚛ বাংলায় সেন বংশের গোড়াপত্তন করেন- বিজয় সেন।
⚛ ‘সর্ববিদ্যা বিশুদ্ধ’ ছিলেন- দয়িতবিষ্ণু।
⚛ পাল বংশ ছিল- বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৬. কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়? (জ্ঞান)
[ক] হর্ষবর্ধন
[খ] থানেশ্বর
✅ শশাংক
[ঘ] সমুদ্রগুপ্ত

১১৭. শশাংকের মৃত্যুর পর বাংলায় কোন পরিস্থিতির উদ্ভব হয়? (জ্ঞান)
[ক] সেন রাজাদের উদ্ভব হয়
[খ] পাল যুগের অবসান ঘটে
[গ] শান্তিশৃঙ্খলা ফিরে আসে
✅ বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়

১১৮. হর্ষবর্ধন ও ভাস্করবর্মণের হাতে কোন রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়? (অনুধাবন)
[ক] মেদিনীপুর
[খ] উৎকল
[গ] কঙ্গোদ
✅ গৌড়

১১৯. শশাংশের মৃত্যুর পর কারা বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে? (অনুধাবন)
✅ ভূস্বামীরা
[খ] পালেরা
[গ] মৌর্যরা
[ঘ] শুঙ্গরা

১২০. মাৎস্যন্যায় কত বছর চলেছিল? (জ্ঞান)
[ক] পঞ্চাশ
✅ একশ
[গ] দুইশ
[ঘ] চারশ

১২১. প্রাচীন বাংলায় একজনকে রাজপদে নির্বাচিত করা হয় কেন? (অনুধাবন)
[ক] তার অধিক যোগ্যতার জন্য
✅ দুঃখ-দুর্দশা হতে মুক্তি লাভের জন্য
[গ] তিনি যুদ্ধে জয়ী হয়েছিলেন বলে
[ঘ] শিক্ষিত ও দক্ষ শাসক ছিলেন বলে

১২২. কোন বংশের পরিচয় ও আদি বাসস্থান সম্পর্কে জানা যায় না? (জ্ঞান)
[ক] দেব
[খ] খড়গ
✅ পাল
[ঘ] চন্দ্র

১২৩. বপ্যট কে ছিলেন? (জ্ঞান)
[ক] ধর্মপালের পিতা
✅ গোপালের পিতা
[গ] দেবপালের পিতা
[ঘ] চন্দ্র বংশের রাজা

১২৪. গোপালের পিতার নাম কী ছিল? (জ্ঞান)
✅ বপ্যট
[খ] দয়িতবিষ্ণু
[গ] বীর্যবিক্রম
[ঘ] ল্যাপট

১২৫. বপ্যট কেমন লোক ছিলেন? (জ্ঞান)
✅ শত্রু ধ্বংসকারী
[খ] সহজ-সরল
[গ] কট্টরপন্থি
[ঘ] অতিথিবৎসল

১২৬. গোপালের পিতামহের নাম কী ছিল? (জ্ঞান)
[ক] বপ্যট
[খ] হর্ষবর্ধন
✅ দয়িতবিষ্ণু
[ঘ] দেবাং

১২৭. দয়িতবিষ্ণু কেমন ছিলেন? (জ্ঞান)
[ক] কট্টরপন্থি
✅ সর্ববিদ্যা বিশুদ্ধ
[গ] যুদ্ধবাজ
[ঘ] সরলমনা

১২৮. পাল বংশের রাজাগণ কত বছর এদেশ শাসন করেন? (জ্ঞান)
[ক] তিনশত
✅ চারশত
[গ] পাঁচশত
[ঘ] ছয়শত

১২৯. অনেকের মতে গোপাল কত বছর শাসন ক্ষমতায় ছিলেন? (জ্ঞান)
[ক] ২৫
[খ] ২৬
✅ ২৭
[ঘ] ২৮

১৩০. গোপালের রাজত্বকাল কত? (জ্ঞান)
[ক] ৭৫০-৭৮০ খ্রিষ্টাব্দ
✅ ৭৫৬-৭৮১ খ্রিষ্টাব্দ
[গ] ৭৫৫-৭৮২ খ্রিষ্টাব্দ
[ঘ] ৭৫০-৭৯০ খ্রিষ্টাব্দ

১৩১. গোপালের মৃত্যুর পর কে বাংলার সিংহাসনে আরোহণ করেন? (জ্ঞান)
[ক] দেবপাল
[খ] মহীপাল
✅ ধর্মপাল
[ঘ] বিক্রমপাল

১৩২. ধর্মপালের রাজত্বকাল কত? (জ্ঞান)
[ক] ৭৮১-৮২০ খ্রিষ্টাব্দ
[খ] ৭৮০-৮০০ খ্রিষ্টাব্দ
[গ] ৭৮৩-৮২৩ খ্রিষ্টাব্দ
✅ ৭৮১-৮২১ খ্রিষ্টাব্দ

১৩৩. উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে কয়টি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলেছিল? (জ্ঞান)
[ক] ২
[খ] ৪
✅ ৩
[ঘ] ৫

১৩৪. কত শতকে ‘ত্রিশক্তির সংঘর্ষ’- হয়েছিল? (জ্ঞান)
[ক] পঞ্চম
[খ] ষষ্ঠ
[গ] সপ্তম
✅ অষ্টম

১৩৫. রহমতপুর, শিবগঞ্জ, উজীরপুর গ্রামের মধ্যে বিলের দখল নিয়ে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষের সাথে কোন সংঘর্ষের মিল আছে? (প্রয়োগ)
[ক] পাল
[খ] গুর্জর
✅ ত্রিপক্ষীয়
[ঘ] রাষ্ট্রকূট

১৩৬. ধর্মপাল প্রথম কার সাথে যুদ্ধ করেন? (জ্ঞান)
[ক] হর্ষবর্ধন
✅ বৎস রাজা
[গ] মহীপাল
[ঘ] থানেশ্বর

১৩৭. ত্রি-শক্তির যুদ্ধে কে পরাজিত হয়? (জ্ঞান)
[ক] গোপাল
[খ] প্রতিহাররাজ
✅ ধর্মপাল
[ঘ] রাষ্ট্রকূট

১৩৮. কনৌজ দখল করার সময় ধর্মপালের সাথে কার যুদ্ধ বাঁধে? (জ্ঞান)
[ক] গোপাল
[খ] দেবপাল
[গ] বিগ্রহপাল
✅ নাগভট্ট

১৩৯. নাগভট্টকে পরাজিত করেন কে? (জ্ঞান)
✅ তৃতীয় গোবিন্দ
[খ] চতুর্থ গোবিন্দ
[গ] পঞ্চম গোবিন্দ
[ঘ] ষষ্ঠ গোবিন্দ

১৪০. ধর্মপাল তৃতীয় গোবিন্দের নিকট আত্মসমর্পণ করলে তৃতীয় গোবিন্দ তার দেশে ফিরে যান। এতে ধর্মপালের কী লাভ হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] স্থায়ী রাজত্ব লাভ
✅ আধিপত্য বিস্তারের সুযোগ লাভ
[গ] সম্পদের প্রাচুর্যতা লাভ
[ঘ] মহাখ্যাতি লাভ

১৪১. ধর্মপাল কোন ধর্মের অনুসারী ছিলেন? (জ্ঞান)
[ক] হিন্দু
[খ] খ্রিষ্ট
[গ] শিখ
✅ বৌদ্ধ

১৪২. বিক্রমশীল কার দ্বিতীয় উপাধি ছিল? (জ্ঞান)
[ক] মহীপাল
[খ] দেবপাল
[গ] শশাংক
✅ ধর্মপাল

১৪৩. ‘বিক্রমশীল বিহার’ নির্মাণ করেন কে? (জ্ঞান)
[ক] গোপাল
[খ] মহীপাল
[গ] দেবপাল
✅ ধর্মপাল

১৪৪. ‘বিক্রমশীল বিহার’ কী ধরনের প্রতিষ্ঠান ছিল? (অনুধাবন)
✅ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র
[খ] হিন্দুদের তীর্থ কেন্দ্র
[গ] বৌদ্ধদের মন্দির
[ঘ] হিন্দুদের স্কুল

১৪৫. ধর্মপাল কোন শিক্ষায় অবদান রাখেন? (জ্ঞান)
[ক] ইসলাম
[খ] হিন্দু
✅ বৌদ্ধ
[ঘ] শিখ

১৪৬. নাটোরের কোন স্থানে ধর্মপাল একটি বিহার নির্মাণ করেন? (জ্ঞান)
[ক] সিংড়া
[খ] বাগতিপাড়া
[গ] বড়াই গ্রাম
✅ পাহাড়পুর

১৪৭. ওয়ার্ল্ড হ্যারিটেজ কোনটি? (জ্ঞান)
[ক] উয়ারী বটেশ্বর
✅ সোমপুর বিহার
[গ] শালবন বিহার
[ঘ] জগদুল বিহার

১৪৮. কোন স্থাপত্যটিকে জাতিসংঘের ইউনেস্কো বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃতি দিয়েছে? (জ্ঞান)
[ক] সোনামসজিদ
✅ সোমপুর বিহার
[গ] গৌবিন্দভিটা
[ঘ] রামসাগর দিঘি

১৪৯. ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য কতটি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন? (জ্ঞান)
[ক] ৪০
✅ ৫০
[গ] ৬০
[ঘ] ৭০

১৫০. পাল যুগের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী? (অনুধাবন)
[ক] বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষকতা
[খ] যুদ্ধবিগ্রহে পরিপূর্ণ
✅ সকল ধর্মাবলম্বীর সমান পৃষ্ঠপোষকতা
[ঘ] শিল্প ও বাণিজ্যের অনুন্নতি

১৫১. ধর্মপাল কাদেরকে ভূমি দান করতেন? (জ্ঞান)
[ক] হিন্দু
✅ ব্রাহ্মণ
[গ] শিখ
[ঘ] খ্রিষ্টান

১৫২. ধর্মপালের প্রধানমন্ত্রী কে ছিলেন? (জ্ঞান)
[ক] মহীপাল
[খ] দেবপাল
[গ] রাজকূট
✅ গর্গ

১৫৩. ধর্মপালকে বলা হয় পালবংশের সর্বশ্রেষ্ঠ শাসক। এর প্রধান কারণ কী? (অনুধাবন)
[ক] তিনি সর্বাপেক্ষা অধিক সময় রাজত্ব করেন
[খ] তিনি সর্বাপেক্ষা অধিক রাজ্য জয় করেন
✅ তিনি পাল সাম্রাজ্যকে সুদৃঢ় করেন
[ঘ] তিনি বুদ্ধিমান ও কৌশলী শাসক ছিলেন

১৫৪. কার আমলে পাল রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল? (জ্ঞান)
✅ ধর্মপাল
[খ] গোপাল
[গ] দেবপাল
[ঘ] ন্যায়পাল

১৫৫. মগধের বৌদ্ধ মঠগুলোর সংস্কার সাধন করেন কে? (জ্ঞান)
[ক] গোপাল
[খ] ধর্মপাল
[গ] রাষ্ট্রকূট
✅ দেবপাল

১৫৬. দেবপাল বুদ্ধগয়ায় কী নির্মাণ করেছিলেন? (জ্ঞান)
[ক] মসজিদ
[খ] প্যাগোডা
[গ] সিনাগেগ
✅ মন্দির

১৫৭. দেবপাল কোথায় নতুন রাজধানী স্থাপন করেন? (জ্ঞান)
[ক] সিঙ্গুরে
[খ] কর্ণাটকে
✅ মুঙ্গেরে
[ঘ] বিহারে

১৫৮. জাভা, সুমাত্রা ও মালয়ের শৈলেন্দ্র বংশের মহারাজ কে ছিলেন? (জ্ঞান)
[ক] দেবপাল
[খ] সুরথ
✅ ইন্দগুপ্ত
[ঘ] বালপুত্রদেব

১৫৯. নালন্দায় একটি মঠ প্রতিষ্ঠার অনুমতি দেন কে? (জ্ঞান)
✅ দেবপাল
[খ] ধর্মপাল
[গ] বিগ্রহপাল
[ঘ] নারায়ণপাল

১৬০. দেবপাল কর্তৃক নালন্দা মঠের ব্যয় নির্বাহের জন্য কয়টি গ্রাম প্রদান করা হয়? (জ্ঞান)
[ক] ৪
✅ ৫
[গ] ৬
[ঘ] ৭

১৬১. দেবপালের একটি মহৎকর্মের কারণে বাংলা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। সেটি কী? (জ্ঞান)
[ক] রাজ্যবিস্তার
[খ] বিদ্যালয় স্থাপন
✅ মঠ নির্মাণ
[ঘ] বৌদ্ধধর্ম পুনরুদ্ধার

১৬২. বিদ্যা ও বিদ্বানের প্রতি পাল বংশীয় এক রাজা অতিশয় শ্রদ্ধাশীল ছিলেন। তিনি কে? (প্রয়োগ)
[ক] নারায়ণপাল
[খ] ধর্মপাল
[গ] ন্যায়পাল
✅ দেবপাল

১৬৩. দেবপালের পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় কেমন রূপ ধারণ করেছিল? (অনুধাবন)
✅ সমগ্র এশিয়ায় বৌদ্ধ সংস্কৃতির প্রাণকেন্দ্র
[খ] সমগ্র ভারতে বৌদ্ধ ধর্মের প্রাণকেন্দ্র
[গ] সমগ্র বাংলায় হিন্দু ধর্মের প্রাণকেন্দ্র
[ঘ] সমগ্র বাংলায় সকল সংস্কৃতির প্রাণকেন্দ্র

১৬৪. শিক্ষক মালাধর বসু তার ক্লাসে বললেন একটি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই দেবপালের শাসনামলে উত্তর-ভারতে প্রায় হারিয়ে যাওয়া বৌদ্ধধর্ম পুনরায় সজীব হয়ে ওঠে। সেটির নাম কী? (প্রয়োগ)
✅ নালন্দা
[খ] চিংহুয়াই
[গ] শৈলেন্দ্র
[ঘ] মুঙ্গের

১৬৫. দেবপাল কর্তৃক নিযুক্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে ছিলেন? (জ্ঞান)
[ক] ইন্দ্রজিৎ
✅ ইন্দ্রগুপ্ত
[গ] রাষ্ট্রকূট
[ঘ] দয়িতসিং

১৬৬. দেবপালের পরবর্তী শাসকগণ তুলনামূলকভাবে কেমন ছিলেন? (অনুধাবন)
[ক] শক্তিশালী
✅ দুর্বলচেতা ও অকর্মণ্য
[গ] উদার ও ধর্মভীরু
[ঘ] সাহসী ও পরাক্রমশালী

১৬৭. দেবপালের মৃত্যুর পর থেকে পাল সাম্রাজ্যের পতন শুরু হয় কেন? (অনুধাবন)
[ক] প্রজাদের দুর্নীতি
✅ উত্তরাধিকারীদের অকর্মণ্যতা
[গ] পার্শ্ববর্তী রাজাদের যুদ্ধ
[ঘ] প্রাকৃতিক দুর্যোগের আক্রমণ

১৬৮. দেবপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যের অবস্থা কেমন হয়? (অনুধাবন)
[ক] প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে
[খ] শক্তিশালী উত্তরাধিকারী সিংহাসনে বসে
[গ] সাম্রাজ্যের সুনাম বৃদ্ধি পেতে থাকে
✅ সাম্রাজ্যের গৌরব ও শক্তি কমে যায়

১৬৯. দেবপালের প্রথম পুত্রের নাম কী? (জ্ঞান)
[ক] রামপাল
✅ প্রথম বিগ্রহপাল
[গ] দ্বিতীয় বিগ্রহপাল
[ঘ] নারায়ণপাল

১৭০. প্রথম বিগ্রহপালের পুত্রের নাম কী? (জ্ঞান)
[ক] দেবপাল
[খ] গোপাল
✅ নারায়ণপাল
[ঘ] দ্বিতীয় বিগ্রহপাল

১৭১. দ্বিতীয় বিগ্রহপালের সময় পাল রাজাদের শাসন ক্ষমতা কতদূর বিস্তৃত ছিল? (অনুধাবন)
✅ গৌড় ও এর আশপাশে
[খ] সমগ্র উত্তর ভারতে
[গ] শুধুমাত্র বাংলায়
[ঘ] উত্তর ও দক্ষিণ ভারতে

১৭২. পাল সাম্রাজ্যের অভ্যন্তরে উত্তর পশ্চিম বাংলার অংশ বিশেষে কোন রাজবংশের উত্থান ঘটে? (জ্ঞান)
✅ কম্বোজ
[খ] চন্দ্র
[গ] খড়গ
[ঘ] দেব

১৭৩. পাল সাম্রাজ্য যখন ধ্বংসের মুখে তখন একজন শাসক এর পতন রোধ করে সাম্রাজ্যের গৌরব ফিরিয়ে আনেন। এখানে কার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] দ্বিতীয় বিগ্রহপাল
[খ] বিগ্রহ পাল
✅ মহীপাল
[ঘ] রামপাল

১৭৪. দ্বিতীয় বিগ্রহপালের পুত্রের নাম কী ছিল? (জ্ঞান)
✅ প্রথম মহীপাল
[খ] দ্বিতীয় মহীপাল
[গ] রাজকূট
[ঘ] দেবপাল

১৭৫. কম্বোজ জাতিকে বিতাড়িত করেন কে? (জ্ঞান)
[ক] মহীপাল
✅ প্রথম মহীপাল
[গ] দেবপাল
[ঘ] ধর্মপাল

১৭৬. প্রথম মহীপালের জীবনের উল্লেখযোগ্য কীর্তি কী? (অনুধাবন)
✅ পূর্ববঙ্গে পাল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা
[খ] উত্তর ভারতে পাল সাম্রাজ্যের বিস্তৃতি
[গ] নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
[ঘ] রাষ্ট্রকূট বংশকে যুদ্ধে পরাজিতকরণ

১৭৭. মহীপাল কোন ধর্মের অনুসারী ছিলেন? (জ্ঞান)
[ক] শিখ
✅ বৌদ্ধ
[গ] ইসলাম
[ঘ] হিন্দু

১৭৮. কার শাসনামলে বারাণসীতে বৌদ্ধমন্দির নির্মাণ করা হয়? (জ্ঞান)
[ক] দেবপাল
[খ] রামপাল
✅ মহীপাল
[ঘ] দ্বিতীয় বিগ্রহপাল

১৭৯. কে অসংখ্য দিঘি ও শহর প্রতিষ্ঠা করেন? (জ্ঞান)
[ক] দেবপাল
✅ মহীপাল
[গ] বিগ্রহপাল
[ঘ] গোপাল

১৮০. প্রথম মহীপাল কী প্রতিষ্ঠার মাধ্যমে বিখ্যাত হয়ে আছেন? (অনুধাবন)
[ক] মন্দির
[খ] বৌদ্ধবিহার
✅ শহর
[ঘ] ধর্মীয় ইমারত

১৮১. মাহীগঞ্জ স্থানটি কোন জেলার অন্তর্গত? (জ্ঞান)
[ক] গাইবান্ধা
✅ রংপুর
[গ] বগুড়া
[ঘ] নবাবগঞ্জ

১৮২. মহীপুর স্থানটি কোন জেলার অন্তর্গত? (জ্ঞান)
✅ বগুড়া
[খ] গাইবান্ধা
[গ] ফেনী
[ঘ] মুন্সিগঞ্জ

১৮৩. সাগরদিঘি কে নির্মাণ করেন? (জ্ঞান)
[ক] দেবপাল
✅ মহীপাল
[গ] বিগ্রহপাল
[ঘ] রামপাল

১৮৪. মহীপাল কত বছর রাজত্ব করেন? (জ্ঞান)
[ক] ৪০
✅ ৫০
[গ] ৬০
[ঘ] ৬৫

১৮৫. প্রথম মহীপালের পুত্রের নাম কী ছিল? (জ্ঞান)
[ক] নারায়ণপাল
[খ] দেবপাল
✅ ন্যায়পাল
[ঘ] বিগ্রহপাল

১৮৬. কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? (জ্ঞান)
✅ দিব্য
[খ] নারায়ণ
[গ] রাজকূট
[ঘ] মহীপাল

১৮৭. কৈবর্ত বিদ্রোহে প্রাণ হারান কে? (জ্ঞান)
[ক] মহীপাল
✅ দ্বিতীয় মহীপাল
[গ] ধর্মপাল
[ঘ] ন্যায়পাল

১৮৮. দ্বিতীয় মহীপালের ছোট ভাইয়ের নাম কী? (জ্ঞান)
✅ শূরপাল
[খ] রামপাল
[গ] দেবপাল
[ঘ] মহীপাল

১৮৯. সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? (জ্ঞান)
✅ একজন কবি
[খ] একজন গায়ক
[গ] একজ কৃষক
[ঘ] একজন বৈজ্ঞানিক

১৯০. কৈবর্তরাজের নাম কী ছিল? (জ্ঞান)
[ক] দিব্য
✅ ভীম
[গ] বিগ্রহপাল
[ঘ] রামপাল

১৯১. রামপাল কী নামে রাজধানী স্থাপন করেন? (জ্ঞান)
[ক] কনৌজ
[খ] বিহার
✅ রামাবতি
[ঘ] বাংলা

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯২. গোপালের সিংহাসন আরোহণ নিয়ে তিব্বতের ঐতিহাসিক লামা তারনাথ যে কাহিনীর অবতারণা করেন তা মূলত- (প্রয়োগ)
i. অসত্য কাহিনী
ii. প্রবাদবাক্য
iii. রূপকথা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii

১৯৩. গোপাল সম্পর্কে ইতিহাসে প্রাপ্ত তথ্য হলো - (অনুধাবন)
i. পিতার নাম বপ্যট
ii. সুনিপুণ যোদ্ধা
iii. পাল বংশের প্রতিষ্ঠাতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৪. গোপালের পূর্বপুরুষদের নামের আগে কোনো রাজকীয় উপাধি ছিল না। এ দ্বারা প্রমাণিত হয় যে- (উচ্চতর দক্ষতা)
i. তারা সাধারণ ব্যক্তি ছিলেন
ii. তারা সর্ববিদ্যা বিশুদ্ধ ছিলেন
iii. তারা অনেক বছর শাসন করেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৫. ধর্মপালের প্রতিষ্ঠিত অমর কীর্তি হলো- (অনুধাবন)
i. বিক্রমশীল বিহার
ii. সোমপুর বিহার
iii. ওদন্তপুর বিহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৬. বৌদ্ধবিহারগুলোর বিশেষ তাৎপর্য রয়েছে- যে সকল ক্ষেত্রে ব্যবসাকেন্দ্র 💘(উচ্চতর দক্ষতা)
i. শিক্ষা ও ব্যবসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো
ii. তিব্বতের বৌদ্ধ ভিক্ষুরা অধ্যয়ন করতে আসতেন
iii. ভারতের বাইরেও প্রসিদ্ধি লাভ করেছিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৭. সোমপুর বিহার ধর্মপালের প্রতিষ্ঠিত। এ সম্পর্কে সাদৃশ্যপূর্ণ তথ্য হলো- (প্রয়োগ)
i. ওয়ার্ল্ড হ্যারিটেজ হিসেবে স্বীকৃতি
ii. বৌদ্ধবিহারটি নাটোরে অবস্থিত
iii. হিন্দুধর্মাবলম্বীদের নিকট এটি মন্দির ছিল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৮. পাল যুগের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. সকল প্রজাকে সমান পৃষ্ঠপোষকতা
ii. ব্যক্তিগত ধর্ম ও রাজ্যশাসন আলাদা
iii. রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি অর্জন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৯. ধর্মপালের উদার শাসনব্যবস্থার পরিচয় পাওয়া যায় যে তথ্যে- (প্রয়োগ)
i. রাজ্যে রাস্তাঘাট, দিঘিনির্মাণ
ii. হিন্দুমন্দিরের জন্য করমুক্ত ভূমি দান
iii. একজন ব্রাহ্মণকে প্রধানমন্ত্রী নিয়োগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০০. দেবপাল স্থাপত্য শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে নির্মাণ করেছিলেন- (উচ্চতর দক্ষতা)
i. নালন্দায় অনেক বৌদ্ধমঠ
ii. বুদ্ধগয়ায় একটি বড় মন্দির
iii. নাটোরের সোমপুর বিহার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০১. যে মাধ্যমে দেবপালের সাথে বাংলা ও দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়া যায়- (প্রয়োগ)
i. বোলপুত্রদেবকে নালন্দায় মঠ প্রতিষ্ঠার অনুমতি
ii. মঠের ব্যয় নির্বাহের জন্য পাঁচটি গ্রাম প্রদান
iii. মুঙ্গেরে নতুন রাজধানী স্থাপন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০২. দেবপালের সময় থেকে যেভাবে হারিয়ে যাওয়া বৌদ্ধধর্ম পুনরায় উজ্জীবিত হয়- (প্রয়োগ)
i. ইন্দ্রগুপ্তকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য নিয়োগ
ii. বৌদ্ধ পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা প্রদান
iii. বৌদ্ধ মঠে দশ লাখ টাকা প্রদান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৩. প্রথম মহীপালের জীবনের উল্লেখযোগ্য কীর্তি হলো- (উচ্চতর দক্ষতা)
i. কম্বোজ জাতির বিতাড়ন
ii. পূর্ববঙ্গ অধিকার
iii. পাল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৪. বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষক হিসেবে মহীপালের কৃতিত্ব হলো- (উচ্চতর দক্ষতা)
i. পুরাতন কীর্তি রক্ষা করেন
ii. নালন্দায় একটি বৌদ্ধমন্দির স্থাপন করেন
iii. বাংলায় একটি বৌদ্ধমন্দির স্থাপন করেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৫. মহীপালের জনকল্যাণ কাজ হিসেবে উল্লেখযোগ্য- (উচ্চতর দক্ষতা)
i. শহর প্রতিষ্ঠা করা
ii. উন্নয়ন করা
iii. দিঘি খনন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৬. মহীপালের জনপ্রিয়তার কারণ হলো- (অনুধাবন)
i. যুদ্ধে জয় লাভ
ii. জনহিতকর কাজ
iii. স্বাধীনচেতা নায়ক

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] ii ও iii

২০৭. মহীপালের মৃত্যুর পর সুদীর্ঘ কাল ধরে বিদেশিদের আক্রমণ মোকাবিলা করতে গিয়ে- (প্রয়োগ)
i. দেশের অভ্যন্তরে বিরোধ সৃষ্টি হয়
ii. অনৈক্য সৃষ্টি হয়
iii. পাল সাম্রাজ্য খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৮. দ্বিতীয় মহীপালের শাসনকালে- (অনুধাবন)
i. রাজ্যে দুর্যোগ বৃদ্ধি পায়
ii. ‘কৈবর্ত্য বিদ্রোহ’ সৃষ্টি হয়
iii. বিদেশিদের আক্রমণ বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৯. রামপাল সম্পর্কে ঐতিহাসিক তথ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. পাল বংশের সর্বশেষ সফল নায়ক
ii. বরেন্দ্র উদ্ধার করেন
iii. ‘রামাবতি’ নামে নতুন রাজধানী স্থাপন করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১০. রামপাল সাম্রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য- (অনুধাবন)
i. পুরাতন কীর্তি রক্ষায় যত্নবান হন
ii. মগধ ও উড়িষ্যার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন
iii. কামরূপের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১১. পাল আমলে রাজস্ব ব্যবস্থার অন্তর্ভুক্ত ছিল- (অনুধাবন)
i. বিভিন্ন প্রকার কর
ii. আয়-ব্যয়ের হিসাব রাখা
iii. মুদ্রা ও শস্যে রাজস্ব আদায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১২. পাল আমলের শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থার উদাহরণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. বিচার ও পুলিশ বিভাগ
ii. গুপ্তচর বাহিনী
iii. সামরিক বাহিনী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৩. ধর্মপালের রাজত্ব সম্পর্কে সঠিক তথ্য হলো- (অনুধাবন)
i. ধর্মপালের রাজত্বকালে ত্রিশক্তির সংঘর্ষ হয়
ii. ধর্মপাল প্রায় ৪০ বছর রাজত্ব করেন
iii. ধর্মপালের পরে সিংহাসনে বসেন গোপাল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৪. প্রাচীন বাংলার ইতিহাসে রামচরিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. ‘বরেন্দ্র’ জনপদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়
ii. এটি থেকে গৌড় দেশ সম্পর্কে জানা যায়
iii. প্রাচীন বাংলার ইতিহাস রচনার প্রধান উপাদান

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

২১৫. রাজা গোপালের ক্ষেত্রে বলা যায়- (উচ্চতর দক্ষতা)
i. পাল বংশের প্রতিষ্ঠাতা
ii. তাঁর পিতার নাম বপ্যট
iii. তার পুত্রের নাম ধর্মপাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৬. ধর্মপালের উপাধি হলো- (অনুধাবন)
i. পরমেশ্বর
ii. পরমভট্টারক
iii. মহারাজাধিরাজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৭. (?) চিহ্নিত স্থানে বসবে- (প্রয়োগ)
i. রামপালের শহর
ii. মহীপালের শহর
iii. বিগ্রহপালের শহর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৮. (?) চিহ্নিত স্থানে বসবে- (প্রয়োগ)
i. মহীপাল
ii. ধর্মপাল
iii. রামপাল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৯, ২২০ ও ২২১ নং প্রশ্নের উত্তর দাও :
নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছোটন ইতিহাস বই পাঠে জানতে পারল যে, আনুমানিক ৭৫৬ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায়। এ সময়কার শাসকদের আন্তরিক প্রচেষ্টায় বিরাজমান অরাজকতা ও বিশৃঙ্খলার অবসান ঘটে।

২১৯. অনুচ্ছেদে উল্লিখিত সময়ে শাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কে? (প্রয়োগ)
[ক] শশাংক
[খ] হর্ষবর্ধন
✅ গোপাল
[ঘ] দেবগুপ্ত

২২০. সে সময়ে বিরাজমান অরাজকতাকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] মন্বন্তর
✅ মাৎস্যন্যায়
[গ] রামরাজত্ব
[ঘ] হরিলুট

২২১. ছোটন যে সময় সম্পর্কে ধারণা লাভ করেছে তখনকার- (উচ্চতর দক্ষতা)
i. রাজা বিরাজমান অরাজকতার অবসান ঘটিয়েছেন
ii. রাজবংশ একটানা চারশ বছর এদেশ শাসন করেছেন
iii. এ অরাজকতার যুগ চলে একশ বছরব্যাপী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২২২ ও ২২৩ নং প্রশ্নের উত্তর দাও :
আটশতকের মাঝামাঝি সময়ে বাংলায় একটি বংশের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বঙ্গে নতুন যুগের শুরু হয়। এই বংশের চার শতাব্দীর রাজত্বকালে বঙ্গে তাদের শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল।

২২২. অনুচ্ছেদে কোন বংশের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
✅ পাল
[খ] সেন
[গ] গুপ্ত
[ঘ] দেব

২২৩. অনুচ্ছেদের আলোচিত বংশের শাসনব্যবস্থার মূলে ছিল- (উচ্চতর দক্ষতা)
i. রাজতন্ত্র
ii. বৌদ্ধ ধর্মীয় প্রভাব
iii. প্রজাতন্ত্র

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 দক্ষিণ-পূর্ব বাংলার স্বাধীন রাজ্য 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৩৬
⚛ কুমিল্লা জেলার বড় কামতার প্রাচীন নামই- কর্মান্ত বাসক।
⚛ দক্ষিণ-পূর্ব বাংলার অঞ্চলটি ছিল- বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত।
⚛ খড়গদের অধিকার বিস্তৃত ছিল- ত্রিপুরা ও নোয়াখালি অঞ্চলে।
⚛ দেববংশের রাজধানী ছিল- দেবপর্বতে।
⚛ দক্ষিণ-পূর্ব বাংলার সবচেয়ে শক্তিধর স্বাধীন রাজবংশ ছিল- চন্দ্রবংশ।
⚛ লালমাই পাহাড় প্রাচীনকালে- রোহিতগিরি নামে পরিচিত ছিল।
⚛ বর্মরাজবংশের প্রতিষ্ঠাতা হলেন- বজ্রবর্মার পুত্র জাতবর্মা।
⚛ কান্তিদেবের রাজধানীর নাম ছিল- বর্ধমানপুর।
⚛ চন্দ্রবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন- শ্রীচন্দ্র।
⚛ ‘পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ’ উপাধিধারণ করেন- শ্রীচন্দ্র।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২২৪. খড়গ বংশ, দেব বংশ, চন্দ্র রাজবংশ, বর্মরাজ বংশ প্রভৃতি রাজবংশগুলো কীভাবে প্রতিষ্ঠিত হয়? (অনুধাবন)
✅ পাল বংশের দুর্বলতার সুযোগে
[খ] সেন বংশের দুর্বলতার সুযোগে
[গ] তুর্কিদের দুর্বলতার সুযোগে
[ঘ] মধ্যযুগে বাংলা শাসন কালে

২২৫. কোন শতকে খড়গ বংশ প্রতিষ্ঠিত হয়েছিল? (জ্ঞান)
[ক] ষষ্ঠ
✅ সপ্তম
[গ] অষ্টম
[ঘ] নবম

২২৬. খড়গ বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল? (জ্ঞান)
[ক] হরিপুর
✅ কর্মান্ত বাসক
[গ] সিংড়ায়
[ঘ] নাগপুর

২২৭. বড় কামতা কোন জেলার অন্তর্গত একটি প্রসিদ্ধ স্থান? (জ্ঞান)
[ক] ফেনী
[খ] চাঁদপুর
✅ কুমিল্লা
[ঘ] নারায়ণগঞ্জ

২২৮. খড়গদের রাজধানী কর্মান্ত বাসক অবস্থিত- (জ্ঞান)
[ক] ত্রিপুরায়
[খ] নোয়াখালীতে
✅ কুমিল্লায়
[ঘ] সিলেটে

২২৯. দেববংশ প্রতিষ্ঠিত হয় কোন শতকে? (জ্ঞান)
[ক] পঞ্চম
[খ] ষষ্ঠ
[গ] সপ্তম
✅ অষ্টম

২৩০. কোন রাজারা নিজেদের খুব শক্তিধর মনে করতেন? (জ্ঞান)
[ক] খড়গ
[খ] চন্দ্র
✅ দেব
[ঘ] কান্তি

২৩১. দেববংশের রাজধানী কোথায় ছিল? (জ্ঞান)
[ক] কর্মান্ত বাসকে
✅ দেবপর্বতে
[গ] নাগপুরে
[ঘ] ভাগলপুরে

২৩২. দেবপর্বত কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] পাহাড়পুরের কাছে
[খ] লালবাগের কাছে
✅ ময়নামতির কাছে
[ঘ] শ্রীহট্টের কাছে

২৩৩. সমগ্র সমতট অঞ্চলে কোন বংশের রাজত্ব ছিল? (জ্ঞান)
[ক] খড়গ
[খ] কান্তিদেব
✅ দেব
[ঘ] চন্দ্র

২৩৪. দেববংশের শাসনকাল কত? (জ্ঞান)
[ক] ৭৪০-৮০১ খ্রিষ্টাব্দ
✅ ৭৪০-৮০০ খ্রিষ্টাব্দ
[গ] ৭০০-৮০০ খ্রিষ্টাব্দ
[ঘ] ৭৫০-৮৫০ খ্রিষ্টাব্দ

২৩৫. কান্তিদেবের রাজ্য কোন শতকে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] অষ্টম
✅ নবম
[গ] সপ্তম
[ঘ] ষষ্ঠ

২৩৬. কান্তিদেবের পিতার নাম কী ছিল? (জ্ঞান)
[ক] ভদ্রদত্ত
[খ] ভানুদত্ত
✅ ধনদত্ত
[ঘ] সিংহদত্ত

২৩৭. কান্তিদেবের পিতামহের নাম কী? (জ্ঞান)
[ক] ধনদত্ত
[খ] ভানুদত্ত
[গ] দেবদত্ত
✅ ভদ্রদত্ত

২৩৮. কান্তিদেবের রাজধানী কোথায় ছিল? (জ্ঞান)
[ক] নাগপুরে
[খ] কর্মান্ত বাসকে
✅ বর্ধমানপুরে
[ঘ] দেবপর্বতে

২৩৯. কোন বংশের হাতে কান্তিদেবের রাজ্য পতন হয়? (জ্ঞান)
[ক] খড়গ
✅ চন্দ্র
[গ] রাজ
[ঘ] দেব

২৪০. চন্দ্র রাজাদের মূল কেন্দ্র ছিল কোথায়? (জ্ঞান)
[ক] পাহাড়পুরে
✅ লালমাই পাহাড়ে
[গ] হরিকেলে
[ঘ] উত্তরবঙ্গে

২৪১. লালমাই পাহাড় প্রাচীনকালে কী নামে পরিচিত ছিল? (জ্ঞান)
[ক] নিলিগিরি
[খ] মাহিতগিরি
✅ রোহিতগিরি
[ঘ] সাধনগিরি

২৪২. পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ কার উপাধি ছিল? (জ্ঞান)
[ক] ত্রৈলোক্যচন্দ্রের
[খ] পূর্ণ চন্দ্রের
[গ] সুবর্ণ চন্দ্রের
✅ শ্রীচন্দ্রের

২৪৩. শ্রীচন্দ্রের রাজধানী কোথায় ছিল? (জ্ঞান)
[ক] ভাগলপুরে
[খ] ইন্দ্রাকপুরে
✅ বিক্রমপুরে
[ঘ] পাহাড়পুরে

২৪৪. শ্রীচন্দ্রের পুত্রের নাম কী ছিল? (জ্ঞান)
[ক] নডহচন্দ্র
[খ] রামচন্দ্র
✅ কল্যাণচন্দ্র
[ঘ] নরমচন্দ্র

২৪৫. শেষ চন্দ্র রাজার নাম কী? (জ্ঞান)
✅ গোবিন্দচন্দ্র
[খ] কল্যাণচন্দ্র
[গ] শ্রীচন্দ্র
[ঘ] লডহচন্দ্র

২৪৬. কোন শতকে বর্ম রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল? (জ্ঞান)
[ক] দশম
✅ একাদশ
[গ] অষ্টম
[ঘ] সপ্তম

২৪৭. বর্মবংশের প্রতিষ্ঠাতা কে? (জ্ঞান)
✅ জাতবর্মা
[খ] বলুচিবর্মা
[গ] রামবর্মা
[ঘ] সামলবর্মা

২৪৮. বর্মদের রাজধানী কোথায় ছিল? (জ্ঞান)
[ক] ভাগলপুরে
✅ বিক্রমপুরে
[গ] ইন্দ্রাকপুরে
[ঘ] পাহাড়পুরে

২৪৯. পাল রাজাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতেন কে? (জ্ঞান)
[ক] বজ্রবর্মা
[খ] জাতবর্মা
✅ হরিবর্মা
[ঘ] সামলবর্মা

২৫০. নাগাভূমি ও আসামে ক্ষমতা বিস্তার করেছিলেন কে? (জ্ঞান)
[ক] সামলবর্মা
[খ] জাতবর্ম
[গ] বজ্রবর্মা
✅ বজ্রবর্মা

২৫১. দক্ষিণ-পূর্ব বাংলায় সেন বংশের শাসনের সূচনা করেন কে? (জ্ঞান)
[ক] লক্ষণ সেন
✅ বিজয় সেন
[গ] বল্লাল সেন
[ঘ] হেমন্ত সেন

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫২. দেববংশের রাজারা- (উচ্চতর দক্ষতা)
i. নিজেদের শক্তিশালী মনে করতেন
ii. নামের সাথে উপাধি যুক্ত করতেন
iii. রামাবতিতে রাজধানী স্থাপন করেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৩. চন্দ্রবংশের সবচেয়ে শক্তিশালী শাসক সম্পর্কে প্রযোজ্য হলো- (প্রয়োগ)
i. শ্রীচন্দ্র এ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন
ii. তার সময়ে প্রতিপত্তি উন্নতির চরম শিখরে পৌঁছায়
iii. প্রায় ৪৫ বছর শৌর্যবীর্যের সাথে শাসন করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৪. শ্রীচন্দ্রের শাসনে পরিচালিত এলাকা হলো- (অনুধাবন)
i. দক্ষিণ পূর্ব বাংলা
ii. কামরূপ ও গৌড়
iii. বিক্রমপুরে রাজধানী স্থাপন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৫. ত্রৈলোক্যচন্দ্র সমগ্র পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় নিজ বংশের শাসন প্রতিষ্ঠা করেন- (অনুধাবন)
i. হরিকেলে
ii. চন্দ্রদ্বীপে
iii. সমতটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৬. বর্মদের শাসনের উল্লেখযোগ্য দিক হলো- (অনুধাবন)
i. দক্ষিণ পূর্ব বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন
ii. কৈবর্ত্য বিদ্রোহের সময় কর্ণের সাহায্য করেন
iii. বিজয়সেনের হাতে বর্মদের শাসনের অবসান হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৭. প্রাচীন বাংলায় চন্দ্রবংশের শাসন গুরুত্বপূর্ণ। কারণ- (অনুধাবন)
i. সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ
ii. তারা দেড়শ বছর শাসন করেন
iii. তারা গৌরবজনক শাসন পরিচালনা করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫৮ ও ২৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
ময়না কুমিল্লার লালমাই পাহাড়ে বেড়াতে যায়। সে ইতিহাস বইতে পড়েছে এ স্থানটি ছিল প্রাচীন আমলে এক রাজবংশের মূলকেন্দ্র।

২৫৮. ময়না কোন রাজবংশ সম্পর্কে পড়েছে? (প্রয়োগ)
✅ চন্দ্রবংশ
[খ] দেববংশ
[গ] খড়গ বংশ
[ঘ] ধর্মবংশ

২৫৯. ময়না যেখানে বেড়াতে গিয়েছিল সেটি- (উচ্চতর দক্ষতা)
i. প্রাচীনকালে রোহিতগিরি নামে পরিচিত ছিল
ii. দক্ষিণ-পূর্ব বাংলার অংশ ছিল
iii. হরিকেল জনপদ ছিল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 সেন বংশ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৩৮
⚛ সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেয়া হয়- হেমন্ত সেনকে।
⚛ সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন- সামন্ত সেন।
⚛ বিজয় সেন নিজেকে প্রতিষ্ঠিত করেন- স্বাধীন রাজারূপে।
⚛ সমগ্র বাংলা দীর্ঘকালব্যাপি ছিল- সেন বংশের অধীনে।
⚛ বিজয়সেনের পর সিংহাসনে আরোহণ করেন তার পুত্র- বল্লাল সেন।
⚛ ‘অরিরাজ নিঃশঙ্ক শংকর’ উপাধি গ্রহণ করেন- বল্লাল সেন।
⚛ হিন্দু সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে প্রবর্তন করেন- কৌলিন্য প্রথা।
⚛ ভারত প্রসিদ্ধ পণ্ডিত ‘হলায়ূধ’ প্রধানমন্ত্রী ও ধর্মীয় প্রধান ছিলেন- লক্ষণ সেনের।
⚛ বাংলায় সেন বংশের অবসান ঘটান- বখতিয়ার খলজি।
⚛ যে বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ থাকে এবং পরে ক্ষত্রিয় হয় তাদেরকে বলে- ‘ব্রহ্মক্ষত্রিয়’।
⚛ বল্লাল সেন রচনা করেন- ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ দুটি গ্রন্থ।
⚛ বল্লাল সেনের অসমাপ্ত গ্রন্থ ‘অদ্ভুতসাগর’ সমাপ্ত করেন তার পুত্র- লক্ষণ সেন।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬০. কোন বংশের লোকদের ব্রহ্মক্ষত্রিয় বলা হয়? (জ্ঞান)
[ক] চন্দ্রবংশ
[খ] খড়গবংশ
✅ সেনবংশ
[ঘ] বর্মবংশ

২৬১. সামন্ত কোন নদীর তীরে বসতি স্থাপন করেছিল? (জ্ঞান)
[ক] যমুনা
✅ গঙ্গা
[গ] ব্রহ্মপুত্র
[ঘ] শীতলক্ষ্যা

২৬২. সামন্ত সেনের পুত্রের নাম কী? (জ্ঞান)
[ক] বিজয় সেন
[খ] লক্ষণ সেন
[গ] বল্লাল সেন
✅ হেমন্ত সেন

২৬৩. হেমন্ত সেনের পুত্রের নাম কী? (জ্ঞান)
✅ বিজয় সেন
[খ] হেমন্ত সেন
[গ] বল্লাল সেন
✅ লক্ষণ সেন

২৬৪. কোন শতকে দক্ষিণ রাঢ় শূর বংশের অধীনে চলে আসে? (জ্ঞান)
[ক] দশম
✅ একাদশ
[গ] দ্বাদশ
[ঘ] ত্রয়োদশ

২৬৫. বিলাসদেবী কোন বংশের রাজকন্যা? (জ্ঞান)
[ক] খড়গ
[খ] বর্ম
✅ শূর
[ঘ] চন্দ্র

২৬৬. বরেন্দ্র উদ্ধারে বিজয় সেন কাকে সাহায্য করেছিল? (জ্ঞান)
[ক] মহীপাল
[খ] গোপাল
✅ রামপাল
[ঘ] বিগ্রহপাল

২৬৭. বর্মরাজা কার কাছে পরাজিত হয়? (জ্ঞান)
✅ বিজয় সেন
[খ] লক্ষণ সেন
[গ] সামন্ত সেন
[ঘ] হেমন্ত সেন

২৬৮. বিজয়পুর কোন জেলায় অবস্থিত? (জ্ঞান)
✅ হুগলি জেলার ত্রিবেনীতে
[খ] কুমিল্লার সমতটে
[গ] নওগাঁর পাহাড়পুরে
[ঘ] পশ্চিমবঙ্গে

২৬৯. বিজয়পুর কার প্রথম রাজধানী ছিল? (জ্ঞান)
✅ বিজয় সেন
[খ] লক্ষণ সেন
[গ] সামন্ত সেন
[ঘ] হেমন্ত সেন

২৭০. বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল? (জ্ঞান)
[ক] পাহাড়পুরে
✅ বিজয়পুরে
[গ] ময়নামতিতে
[ঘ] রামসাগরে

২৭১. বিজয় সেনের দ্বিতীয় রাজধানী স্থাপন করা হয় কোন জেলায়? (জ্ঞান)
[ক] ফেনী
[খ] খুলনা
✅ মুন্সিগঞ্জ
[ঘ] বাগেরহাট

২৭২. বিক্রমপুর কার দ্বিতীয় রাজধানী ছিল? (জ্ঞান)
[ক] সামন্ত সেন
[খ] গোপাল
[গ] বল্লাল সেন
✅ বিজয় সেন

২৭৩. বিজয় সেন কোন ধর্মের অনুসারী ছিলেন? (জ্ঞান)
[ক] শিখ
[খ] খ্রিষ্ট
✅ শৈব
[ঘ] বৌদ্ধ

২৭৪. কবি উমাপতিধরের মতে বিজয় সেন কোন ধর্মের প্রতি বিশেষ শ্রদ্ধাশীল ছিলেন? (অনুধাবন)
[ক] হিন্দু
[খ] জৈন
✅ বৈদিক
[ঘ] খ্রিষ্ট

২৭৫. অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা ছিল না কার? (জ্ঞান)
[ক] লক্ষণ সেনের
[খ] হেমন্ত সেনের
[গ] বল্লাল সেনের
✅ বিজয় সেনের

২৭৬. বিজয় সেনের পুত্রের নাম কী? (জ্ঞান)
[ক] সামন্ত সেন
✅ বল্লাল সেন
[গ] হেমন্ত সেন
[ঘ] রামসেন

২৭৭. চালুক্য রাজকন্যা কাকে বিয়ে করেন? (জ্ঞান)
[ক] সামন্ত সেন
✅ বল্লাল সেন
[গ] হেমন্ত সেন
[ঘ] রামসেন

২৭৮. অরিরাজ ‘নিঃশঙ্ক শঙ্কর’ উপাধি কার সাথে জড়িত? (প্রয়োগ)
[ক] বিজয় সেন
[খ] সামন্ত সেন
✅ বল্লাল সেন
[ঘ] বখতিয়ার খিলজি

২৭৯. রামপালে নতুন রাজধানী গঠন করেছিল কে? (জ্ঞান)
[ক] বল্লাল সেন
[খ] সামন্ত সেন
✅ লক্ষণ সেন
[ঘ] বিজয় সেন

২৮০. বল্লাল সেনের রাজত্বকালের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
✅ ব্রাহ্মণ্যধর্মের প্রতিপত্তি বৃদ্ধি
[খ] বৌদ্ধধর্মের প্রসার লাভ
[গ] ‘কৌলীন্য প্রথা’র বিলোপ সাধন
[ঘ] শাসনতান্ত্রিক উন্নয়ন

২৮১. বল্লাল সেন ‘কৌলীন্য প্রথা’ প্রবর্তন করেন কেন? (অনুধাবন)
[ক] মুসলিম সমাজ গঠন করার জন্য
✅ হিন্দু সমাজ গঠন করার জন্য
[গ] বৌদ্ধ সমাজ গঠন করার জন্য
[ঘ] শৈব সমাজ গঠন করার জন্য

২৮২. বল্লাল সেনের পুত্রের নাম কী ছিল? (জ্ঞান)
✅ লক্ষণ সেন
[খ] সামন্ত সেন
[গ] বিজয় সেন
[ঘ] হেমন্ত সেন

২৮৩. লক্ষণ সেন কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? (জ্ঞান)
[ক] ৪০
[খ] ৫০
✅ ৬০
[ঘ] ৭০

২৮৪. লক্ষণ সেন দীর্ঘদিনের যুদ্ধবিগ্রহ, বার্ধক্যজনিত দুর্বলতা প্রভৃতির কারণে নবদ্বীপে বসবাস শুরু করেন। এর পরিণতি কী হয়েছিল? (উচ্চতর দক্ষতা)
✅ অন্তঃবিরোধের লীলাক্ষেত্রে পরিণত হয়
[খ] রাজা তার রাজ্য হারিয়ে ফেলেন
[গ] রাজা নিহত হন
[ঘ] দেশের মানুষকে হত্যা করা হয়

২৮৫. কত খ্রিষ্টাব্দে ডোম্মন পাল সুন্দরবন অঞ্চলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন? (জ্ঞান)
[ক] ১১৯৫
✅ ১১৯৬
[গ] ১১৯৭
[ঘ] ১১৯৮

২৮৬. অসমাপ্ত গ্রন্থ ‘অদ্ভুতসাগর’ কে সমাপ্ত করেন? (জ্ঞান)
✅ লক্ষণ সেন
[খ] বল্লাল সেন
[গ] হেমন্ত সেন
[ঘ] বিজয় সেন

২৮৭. লক্ষণ সেনের প্রধানমন্ত্রী ছিলেন কে? (জ্ঞান)
[ক] রামাইপণ্ডিত
✅ হলায়ূধ
[গ] রামপাল
[ঘ] বিজয়লক্ষী

২৮৮. প্রধানমন্ত্রী ছাড়া হলায়ূধ আর কী ছিলেন? (অনুধাবন)
[ক] বিজয় সেনের অমাত্য
[খ] একজন ধর্মীয় পুরোহিত
[গ] বল্লাল সেনের দরবারের সভাকবি
✅ ধর্মীয় প্রধান

২৮৯. ‘গীতগোবিন্দ’ কার রচনা? (জ্ঞান)
[ক] লক্ষণ সেন
[খ] গোবর্ধন
✅ জয়দেব
[ঘ] ধোয়ী

২৯০. লক্ষণ সেন কোন ধর্মের অনুসারী ছিলেন? (জ্ঞান)
[ক] বৌদ্ধ
[খ] শিখ
✅ বৈষ্ণব
[ঘ] হিন্দু

২৯১. ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজের লেখনীতে লক্ষণ সেনের কোন পরিচয় পাওয়া যায়? (অনুধাবন)
[ক] শক্তিশালী শাসনব্যবস্থার
[খ] উদার ধর্মীয়ব্যবস্থার
✅ দানশীলতা ও ঔদার্যের
[ঘ] সাহিত্য ও শিল্পানুরাগের

২৯২. বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করলে বৃদ্ধ লক্ষণ সেন কী করলেন? (প্রয়োগ)
[ক] প্রবল প্রতিরোধ করলেন
[খ] আত্মসমর্পণ করলেন
[গ] সৈন্য সংগ্রহ করলেন
✅ পালিয়ে আত্মরক্ষা করলেন

২৯৩. তেরো শতকের প্রথম দিকে কোন মুসলিম সেনাপতি নদিয়া আক্রমণ করেন? (জ্ঞান)
[ক] ইবনে বতুতা
[খ] সালাহউদ্দিন আইয়ুবি
✅ বখতিয়ার খলজি
[ঘ] মাহমুদ বিন সবুক্তগীন

২৯৪. লক্ষণ সেন কত খ্রিষ্টাব্দে মারা যান? (জ্ঞান)
[ক] ১২০০
[খ] ১২৫০
✅ ১২০৬
[ঘ] ১২০৭

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৯৫. বিজয় সেনের পরম মাহেশ্বর, পরমেশ্বর, পরমভট্টারক উপাধি গ্রহণ প্রমাণ করে যে- (উচ্চতর দক্ষতা)
i. শক্তিশালী শাসক ছিলেন
ii. উপাধিগুলো বংশীয় ছিল
iii. নিজেকে স্বাধীন রাজারূপে প্রতিষ্ঠা করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯৬. বিজয় সেনের শাসনের বিশেষ ধর্মীয় দিক হলো- (উচ্চতর দক্ষতা)
i. বিভিন্ন উপাধি গ্রহণ করেন
ii. বিভিন্ন যাগযজ্ঞ পালন করেন
iii. অন্য ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯৭. বল্লাল সেন যে শাস্ত্র অধ্যয়ন করেন- (অনুধাবন)
i. বেদ
ii. স্মৃতি
iii. পুরাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৮. বল্লাল সেনের সাহিত্যমনার পরিচয় হলো- (উচ্চতর দক্ষতা)
i. বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেন
ii. বিরাট গ্রন্থালয় প্রতিষ্ঠা করেন
iii. সংস্কৃত সাহিত্যে অপরিসীম অবদান রাখেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৯. বল্লাল সেনের রচিত গ্রন্থের উল্লেখযোগ্য দিক হলো - (উচ্চতর দক্ষতা)
i. হিন্দি ভাষায় রচনা করেন
ii. সংস্কৃত ভাষার উল্লেখযোগ্য সাহিত্য
iii. গ্রন্থের নাম দানসাগর ও অদ্ভুতসাগর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০০. বল্লাল সেনের শাসনের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. ইতিহাসের মূল্যবান উপকরণ রচনা করেন
ii. হিন্দুধর্মের পৃষ্ঠপোষকতা করেন
iii. রামপালে নতুন রাজধানী করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০১. বল্লাল সেনের ‘কৌলীন্য প্রথা’ প্রবর্তনের উদ্দেশ্য হলো - (অনুধাবন)
i. হিন্দু সমাজকে নতুনভাবে গঠন
ii. সামাজিক আচার-ব্যবহার পরিবর্তন
iii. বিবাহ ও অনুষ্ঠানে রীতিনীতি মেনে চলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০২. ‘কৌলীন্য প্রথা’ বলতে বোঝায়- (অনুধাবন)
i. সামাজিক আচার-ব্যবহার
ii. সকল হিন্দুদের পালিত নীতি
iii. কুলীন শ্রেণির বিশেষ রীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০৩. প্রাচীন বাংলায় সেন রাজত্বের বৈশিষ্ট্য ছিল- (অনুধাবন)
i. রানিকে রাজকীয় মর্যাদা দান
ii. রাজাদের নানা উপাধি গ্রহণ
iii. শাসনকার্যে যুবরাজদের প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০৪. পাল ও সেন বংশের মধ্যে যে মৌলিক পার্থক্যটি পরিলক্ষিত হয়- (প্রয়োগ)
i. পালরা ছিলেন বৌদ্ধ, সেনরা ছিলেন হিন্দু
ii. পালরা ছিলেন উদার, সেনরা ছিলেন অনুদার
iii. পালরা ছিলেন শক্তিশালী, সেনরা ছিলেন দুর্বল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০৫. বল্লাল সেন তার রাজ্য বিস্তার করেন- (অনুধাবন)
i. মগধে
ii. মিথিলায়
iii. হুগলিতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০৬ ও ৩০৭ নং প্রশ্নের উত্তর দাও :
দাউদ তালপট্টীর চরের চেয়ারম্যানের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন। তিনি চেয়ারম্যান হয়ে বিভিন্ন উপাধি গ্রহণ করেন। তার বিচারব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর। অপরাধ দমনে তিনি গুপ্তচর বাহিনীও গঠন করেন।

৩০৬. তালপট্টীর চরের চেয়ারম্যান দাউদ কোন বংশের রাজাদের প্রতিচ্ছবি? (প্রয়োগ)
[ক] পাল
✅ সেন
[গ] গুপ্ত
[ঘ] দেব

৩০৭. দাউদ চেয়ারম্যান সেন রাজাদের সাথে সাদৃশ্যপূর্ণ- (উচ্চতর দক্ষতা)
i. উপাধি ধারণের ক্ষেত্রে
ii. বিচার ব্যবস্থার ক্ষেত্রে
iii. শাসনব্যবস্থার ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০৮ ও ৩০৯ নং প্রশ্নের উত্তর দাও :
সুন্দরবন ভ্রমণে মৌরী প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ। সে আরও বিস্মিত হয় যখন সে জানতে পারে এ এলাকায় একদা স্বাধীন এক রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল।

৩০৮. মৌরী কোন রাজ্যের কথা শুনে বিস্মিত হয়? (প্রয়োগ)
ক দেবপালের রাজ্য
✅ ডোম্মল পালের রাজ্য
[গ] রামপালের রাজ্য
[ঘ] ধর্মপালের রাজ্য

৩০৯. উক্ত রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল- (উচ্চতর দক্ষতা)
i. ১১৯৬ খ্রিষ্টাব্দে
ii. লক্ষণ সেনের আমলে
iii. প্রজা বিদ্রোহের কারণে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 প্রাচীন বাংলার শাসনব্যবস্থা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৪০
⚛ কৌম শাসন ব্যবস্থায় নেতৃত্ব দিতেন- পঞ্চায়েত দ্বারা নির্বাচিত দলনেতা।
⚛ বাংলায় কৌমতন্ত্র ভেঙ্গে গিয়ে রাজতন্ত্র পুনর্বিকাশ লাভ করে- খ্রিষ্টপূর্ব চারশতকের পূর্বেই।
⚛ বাংলায় মৌর্য শাসনকার্য পরিচালিত হতো- ‘মহামাত্র’ নামে রাজ প্রতিনিধির মাধ্যমে।
⚛ গুপ্ত সম্রাটদের বিভক্তিকৃত সবচেয়ে বড় বিভাগের নাম ছিল- ভুক্তি।
⚛ ‘মহারাজাধিরাজ’ উপাধি গ্রহণ করতেন- সামন্ত রাজাগণ।
⚛ গুপ্তদের সময়ে রাজতন্ত্র ছিল- সামন্তনির্ভর।
⚛ জ্যেষ্ঠ রাজকুমার যুবরাজ হতেন- সেন আমলে।
⚛ গুপ্ত সম্রাটদের বিভক্তিকৃত সবচেয়ে ছোট বিভাগের নাম- গ্রাম।
⚛ পিতা জীবিত থাকলেও অনেক সময় যুবরাজ শাসনকার্য চালাতো- পাল আমলে।
⚛ শান্তিরক্ষার জন্য সুন্দর বিচার ও পুলিশ বিভাগ ছিল- পালরাজাদের আমলে।
⚛ পাল শাসকদের শক্তি অনেকাংশে নির্ভর করতো- সামন্তরাজাদের সাহায্য সহযোগিতার ওপর।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩১০. কৌম শাসনব্যবস্থায় কীভাবে শাসন পরিচালিত হতো? (অনুধাবন)
[ক] একজন শক্তিশালী শাসক দ্বারা
✅ পঞ্চায়েত দ্বারা নির্বাচিত দলনেতা দ্বারা
[গ] একজন নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে
[ঘ] পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে

৩১১. বাংলার কৌমতন্ত্র ভেঙে গিয়ে কীসের বিকাশ ঘটে? (অনুধাবন)
✅ রাজতন্ত্র
[খ] গণতন্ত্র
[গ] গোত্রীয় প্রথা
[ঘ] সামন্ত্রতন্ত্র

৩১২. দ্বিতীয়-তৃতীয় শতকে উত্তরবঙ্গ কোন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল? (অনুধাবন)
✅ মৌর্য
[খ] তাম্র
[গ] গুপ্ত
[ঘ] কৌম

৩১৩. বাংলায় মহাসামন্তগণ কীভাবে শাসন করতেন? (অনুধাবন)
[ক] নির্বাচিত শাসকের অধীনে
[খ] গঠিত পঞ্চায়েতের মাধ্যমে
✅ স্বাধীন ও আলাদাভাবে
[ঘ] একজন শাসকের অধীনে থেকে

৩১৪. বাংলাদেশের যে অংশ সরাসরি গুপ্ত সম্রাটদের অধীনে ছিল তা কয়েকটি প্রশাসনিক বিভাগে বিভক্ত ছিল। এগুলোর মধ্যে সবচেয়ে বড় বিভাগের নাম কী ছিল? (প্রয়োগ)
[ক] বিষয়
✅ ভুক্তি
[গ] মণ্ডল
[ঘ] বীথি

৩১৫. ভুক্তির শাসনকর্তা নিযুক্ত করতেন কে? (জ্ঞান)
[ক] জনগণ
[খ] নগরপাল
✅ গুপ্ত সম্রাট
[ঘ] বড় লাট

৩১৬. ভুক্তিপতিকে কী বলা হতো? (জ্ঞান)
[ক] মহারাজ
[খ] শাসক
[গ] অধিপতি
✅ উপরিক

৩১৭. প্রাচীন বাংলার শাসনব্যবস্থায় বর্তমান সময়ের ন্যায় বিভাগ ও জেলার সাথে প্রশাসনিক বিভাগগুলোকে তুলনা করা যেতে পারে। এখানে প্রাচীন বাংলার শাসনব্যবস্থা বলতে কোন যুগকে বুঝানো হয়েছে? (উচ্চতর দক্ষতা)
✅ গুপ্ত
[খ] তাম্র
[গ] সেন
[ঘ] পাল

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩১৮. কৌম সমাজের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. রাজা ও রাজত্ব ছিল না
ii. শাসন পদ্ধতি ছিল সামান্য
iii. মানুষ একসাথে বসবাস করত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১৯. কৌম শাসন সম্পর্কিত তথ্য হলো- (প্রয়োগ)
i. পঞ্চায়েত দ্বারা নির্বাচিত দলনেতা
ii. একটি চিরস্থায়ী ব্যবস্থা
iii. রাজতন্ত্রের বিকাশসাধন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২০. ছয়শতকে উত্তর-পশ্চিম বাংলায় গুপ্তবংশের শাসন শেষ হয়ে যায়। এর প্রকৃত কারণ- (উচ্চতর দক্ষতা)
i. বঙ্গ স্বাধীনতা লাভ করে
ii. বঙ্গ আলাদা হয়
iii. রাজার মৃত্যু

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২১ ও ৩২২ নং প্রশ্নের উত্তর দাও :
বিশিষ্ট ব্যবসায়ী জনাব ‘X’ এ বছর শ্রেষ্ঠ করদাতা হয়েছেন। তিনি মনে করেন দেশে ফসল উৎপাদনের ক্ষেত্রে বাণিজ্যিকীকরণ জরুরি এবং এই খাত থেকে কর গ্রহণ করাও দেশের উন্নয়নে সহায়ক।

৩২১. জনাব ‘X’ যে করের কথা ভাবছেন তা প্রাচীন বাংলার কোন করের সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
✅ ভাগ ও ভোগ কর
[খ] রাষ্ট্রীয় কর
[গ] ব্যবসা-বাণিজ্য শুল্ক
[ঘ] আত্মরক্ষার কর

৩২২. প্রাচীন বাংলায় জনাব ‘X’ প্রদান করতেন- (উচ্চতর দক্ষতা)
i. দস্যু ও তস্কর থেকে রক্ষার জন্য কর
ii. ব্যবসা-বাণিজ্য শুল্ক
iii. হিরণ্য কর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment