SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৪ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
চতুর্দশ অধ্যায়

Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-14
History of Bangladesh and World Civilization
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল (১৯৭২-১৯৭৫ খ্রিষ্টাব্দ)

১. বঙ্গবন্ধু ১৯৭১ খ্রিষ্টাব্দের কত তারিখে গ্রেফতার হন?
[ক] ২৫ মার্চ
✅ ২৬ মার্চ
[গ] ২৭ মার্চ
[ঘ] ২৮ মার্চ

২. বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব কেন পালন করেন?
✅ সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন বলে
[খ] দেশ পুনর্গঠনের জন্য
[গ] রাজাকারদের শাস্তি দেয়ার জন্য
[ঘ] স্বাধীন রাষ্ট্র পরিচালনা করতে

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ রাষ্ট্রের রমেশ, আবদুল্লাহ, লিন্ডা গোমেজ ও অমল বড়ুয়া সবাই তাদের পূজা, ঈদ, বড় দিন ও বৌদ্ধ পূর্ণিমা ইত্যাদি অনুষ্ঠান স্বাধীনভাবে ধুমধাম করে পালন করে। এসব অনুষ্ঠান উদযাপনে রাষ্ট্র কাউকে কোনো বিশেষ পৃষ্ঠপোষকতা দেয় না।

৩. ‘ক’ রাষ্ট্রে ১৯৭২-এর সংবিধানের কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে?
[ক] গণতন্ত্র
✅ ধর্মনিরপেক্ষতা
[গ] জাতীয়তাবাদ
[ঘ] সমাজতন্ত্র

৪. এ বৈশিষ্ট্য মানুষকে দেয়-
✅ ধর্মীয় স্বাধীনতা
[খ] অর্থনৈতিক স্বাধীনতা
[গ] সামাজিক স্বাধীনতা
[ঘ] সাংস্কৃতিক স্বাধীনতা

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বঙ্গবন্ধু শিক্ষকদের কয় মাসের বকেয়া বেতন পরিশোধ করেন? (সকল বোর্ড - ২০১৬)
[ক] ৬
[খ] ৭
[গ] ৮
✅ ৯

২. বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন? (সকল বোর্ড - ২০১৫)
[ক] ২৬
[খ] ২৭
[গ] ২৮
✅ ২৯

৩. ১৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন কেন? (সকল বোর্ড - ২০১৫)
[ক] জাতীয় চার নেতাকে হত্যা করার জন্য
✅ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার জন্য
[গ] বৃদ্ধিজীবীদের হত্যা করার জন্য
[ঘ] মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য

৪. কোনটি বঙ্গবন্ধুর শাসনকাল? (যশোর জিলা স্কুল, যশোর)
[ক] ১৯৭২-১৯৭৪
[খ] ১৯৭৩-১৯৭৫
[গ] ১৯৭৪-১৯৭৬
✅ ১৯৭২-১৯৭৫

৫. ‘অস্থায়ী সংবিধান আদেশ’ জারি করা হয় কখন? (এ. ভি. জে এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ১০ জানুয়ারি ১৯৭২
✅ ১১ জানুয়ারি ১৯৭২
[গ] ১২ জানুয়ারি ১৯৭২
[ঘ] ১৩ জানুয়ারি ১৯৭২

৬. দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন হয় কত তারিখে? (খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ১৯৭০ ৯ জানুয়ারি
[খ] ১৯৭১ ১০ জানুয়ারি
✅ ১৯৭২ ১১ জানুয়ারি
[ঘ] ১৯৭৩ ১২ জানুয়ারি

৭. দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার প্রবর্তক কে? (শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সিলেট)
[ক] তাজউদ্দিন আহমদ
[খ] ফজলুল হক
[গ] সোহরাওয়ার্দী
✅ শেখ মুজিবুর রহমান

৮. বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান কে? (শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সিলেট)
[ক] মোহাম্মদ সায়েম
[খ] তাজউদ্দিন আহমদ
✅ আবু সাঈদ চৌধুরী
[ঘ] জিয়াউর রহমান

৯. কার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করা হয়? (এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ)
[ক] বঙ্গবন্ধুর
✅ ড. কুদরত-ই-খুদার
[গ] বিচারপতি সাঈদের
[ঘ] বিচারপতি সায়েমের

১০. বাংলাদেশ সরকার ১৯৭২ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ গণপরিষদ আদেশ জারি করে কেন? (যশোর জিলা স্কুল)
✅ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে
[খ] গণতন্ত্র পুনর্বহালের উদ্দেশ্যে
[গ] সংসদ কার্যকর করার উদ্দেশ্যে
[ঘ] শাসনতান্ত্রিক বৈধতার উদ্দেশ্যে

১১. গণপরিষদের একমাত্র কাজ ছিল কোনটি? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)
[ক] নির্বাচন পরিচালনা
[খ] সরকার গঠন
[গ] পাঁচসালা পরিকল্পনা প্রণয়ন
✅ সংবিধান প্রণয়ন

১২. সংবিধান কমিটির সদস্য ছিল কয়জন? (ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, মোমেনশাহী)
[ক] ৩৩
✅ ৩৪
[গ] ৩৫
[ঘ] ৩৬

১৩. বাংলাদেশের সংবিধান কেমন? (বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা)
✅ লিখিত
[খ] অলিখিত
[গ] সুপরিবর্তনীয়
[ঘ] অপরিবর্তনীয়

১৪. বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতটি? (ভিকারুন নিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা)
[ক] ১৫০
[খ] ১৫১
[গ] ১৫২
✅ ১৫৩

১৫. বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় কয়টি আদর্শকে গ্রহণ করা হয়েছে? (সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, বি-বাড়িয়া)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

১৬. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত? (ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়, ঢাকা)
[ক] সাম্প্রদায়িক চেতনা
✅ অসাম্প্রদায়িক চেতনা
[গ] বাঙালি চেতনা
[ঘ] ধর্মীয় চেতনা

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭. বাংলাদেশের সংবিধান হলো- (এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ)
i. লিখিত দলিল
ii. অলিখিত দলিল
iii. সর্বোচ্চ দলিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্যের জন্য নির্ভর করতে হয়েছে- (মাগুরা সরকারি বালিকা)
i. পুঁজিবাদী দেশের ওপর
ii. মুসলিম দেশের ওপর
iii. সমাজতান্ত্রিক দেশগুলোর ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ প্রশ্নের উত্তর দাও :
সালাম টিভিতে একটি নাটকে দেখে যে, রফিক সাহেব কারাগারে বন্দী। তিনি মানুষের কল্যাণের জন্য লড়াই করেন। তিনি এক বক্তব্যে বলেন, আমি সকল মানুষকে পরাধীনতা থেকে মুক্ত করতে চাই। এটাই আমার ব্রত। ইহা দেখে সালামের মন কেঁদে উঠল। (সকল বোর্ড - ২০১৬)

১৯. অনুচ্ছেদে কোন মহান নেতার চরিত্র ফুটে উঠেছে?
[ক] মওলানা ভাসানী
[খ] একে ফজলুল হক
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[ঘ] মহাত্মা গান্ধী

২০. আলোচ্য নেতার গৃহীত পদক্ষেপ-
i. পাঁচসালা পরিকল্পনা
ii. সংবিধান প্রণয়ন ১৯৭২
iii. সাধারণ নির্বাচন ১৯৭৩

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৯৬

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি? (জ্ঞান)
✅ ২৬ মার্চ
[খ] ২৭ মার্চ
[গ] ১৬ ডিসেম্বর
[ঘ] ২১ আগস্ট

২২. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে? (জ্ঞান)
[ক] আবদুস সাত্তার
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[গ] ইয়াহিয়া খান
[ঘ] ফজলুল হক

২৩. ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ ‘ক’ দেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। ‘ক’ দেশের সাথে সাদৃশ্যপূর্ণ দেশ কোনটি? (প্রয়োগ)
✅ বাংলাদেশ
[খ] ভারত
[গ] নেপাল
[ঘ] ভুটান

২৪. বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় কত তারিখে? (জ্ঞান)
✅ ২৬ মার্চ
[খ] ২৭ মার্চ
[গ] ২৮ মার্চ
[ঘ] ২৯ মার্চ

২৫. পাকিস্তান সামরিক আদালত বঙ্গবন্ধুকে ফাঁসির রায় দিয়েছিল কেন? (অনুধাবন)
[ক] হত্যার অভিযোগে
✅ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে
[গ] ভারতের সাথে আঁতাতের অভিযোগে
[ঘ] বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার কারণে

২৬. পশ্চিম পাকিস্তান থেকে বঙ্গবন্ধু কত খ্রিষ্টাব্দে দেশে ফিরে আসেন? (জ্ঞান)
[ক] ১৯৭১
✅ ১৯৭২
[গ] ১৯৭৩
[ঘ] ১৯৭৪

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
‘ম’ নামক ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় এবং নয় মাস কারাগারে বন্দি করে রাখা হয়। তিনি বেঁচে আছেন কিনা তা দেশের মানুষ জানত না।

২৭. ‘ম’ নামক ব্যক্তির সাথে কার মিল রয়েছে? (প্রয়োগ)
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] জিয়াউর রহমান
[গ] খালেদ মোশাররফ
[ঘ] সৈয়দ নজরুল ইসলাম

২৮. ‘ম’ নামক ব্যক্তি সম্পর্কে জনগণকে অবগত করা হয়নি। এর ফলে জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়- (উচ্চতর দক্ষতা)
i. জনতার মধ্যে অধীর অপেক্ষা
ii. সারা দেশের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা
iii. দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বঙ্গবন্ধুর দেশে ফেরা (স্বদেশ প্রত্যাবর্তন) 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৯৬
⚛ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন- ১০ জানুয়ারি ১৯৭২।
⚛ বঙ্গবন্ধু ঢাকায় আসেন- লন্ডন ও দিল্লী হয়ে।
⚛ অবিসংবাদিত নেতার প্রতি জনগণের আবেগময় অভিনন্দন ছিল- স্বতঃস্ফূর্ত।
⚛ সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণে তিনি- নীতিনির্ধারণী বিষয়ে ধারণা দেন।
⚛ বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশ হবে একটি- আদর্শ রাষ্ট্র।
⚛ গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা হবে- রাষ্ট্রের ভিত্তি।
⚛ সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তন করেন- ‘অস্থায়ী সংবিধান আদেশ’ জারির মাধ্যমে।
⚛ রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ লাভ করেন- বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
⚛ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি পদ হতে পদত্যাগ করে- প্রদানমন্ত্রীর দায়িত্ব নেন।
⚛ বঙ্গবন্ধুর সরকারের স্থায়ীত্বকাল ছিল মাত্র- তিন বছর সাত মাস তিনদিন।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৯. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? (জ্ঞান)
✅ ১০ জানুয়ারি
[খ] ১১ জানুয়ারি
[গ] ২০ জানুয়ারি
[ঘ] ২১ জানুয়ারি

৩০. দেশে ফেরার পূর্বে পাকিস্তান থেকে সরাসরি বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে যাওয়া হয়? (জ্ঞান)
[ক] ত্রিপলী
[খ] দিল্লি
✅ লন্ডন
[ঘ] ওয়াশিংটন

৩১. রাজকীয় কমেট বিমান কোন দেশের? (জ্ঞান)
✅ ইংল্যান্ডের
[খ] ফ্রান্সের
[গ] ঘানার
[ঘ] ভারতের

৩২. বঙ্গবন্ধু লন্ডন থেকে কোথায় আসেন? (জ্ঞান)
✅ দিল্লি
[খ] ঢাকা
[গ] কলকাতা
[ঘ] করাচি

৩৩. বঙ্গবন্ধু নিজে কাঁদলেন কেন? (অনুধাবন)
✅ নিজ জাতিকে কাছে পাওয়ার আবেগে
[খ] প্রিয়জনদের হারানোর কষ্টে
[গ] রাজাকারদের অত্যাচারের অতিষ্ঠ হয়ে
[ঘ] দেশের জনগণের দুঃখ দেখে

৩৪. পুরাতন বিমানবন্দর থেকে রমনা রেসকোর্স ময়দান পর্যন্ত লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয় কেন? (অনুধাবন)
[ক] প্রিয় নেতার বক্তৃতা শোনার জন্য
✅ প্রিয় নেতাকে একনজর দেখার জন্য
[গ] প্রিয় নেতার আগমনের বাধা দেওয়ার জন্য
[ঘ] হানাদারদের প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য

৩৫. বঙ্গবন্ধু বাংলাদেশকে কেমন রাষ্ট্র করতে চেয়েছিলেন? (অনুধাবন)
[ক] ধনী
[খ] প্রতিভাবান
✅ আদর্শ
[ঘ] সংখ্যাগরিষ্ঠ

৩৬. মুক্তিযুদ্ধের সূচনালগ্নে গঠিত বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? (জ্ঞান)
[ক] জেনারেল ওসমানী
[খ] তাজউদ্দিন আহমদ
[গ] নজরুল ইসলাম
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩৭. অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? (জ্ঞান)
[ক] জিয়াউর রহমান
✅ বঙ্গবন্ধু
[গ] হুসেইন মুহম্মদ এরশাদ
[ঘ] আবুল হোসেন

৩৮. ১২ জানুয়ারি শেখ মুজিবুর রহমান প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের নিকট কোন পদের জন্য শপথ নেন? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] অর্থমন্ত্রী
[ঘ] স্বরাষ্ট্রমন্ত্রী

৩৯. বিচারপতি আবু সাঈদ চৌধুরী কত তারিখে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ লাভ করেন? (জ্ঞান)
[ক] ১১ জানুয়ারি
✅১২ জানুয়ারি
[গ] ১৩ জানুয়ারি
[ঘ] ১৪ জানুয়ারি

৪০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত খ্রিষ্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন? (জ্ঞান)
✅ ১৯৭৫
[খ] ১৯৭৬
[গ] ১৯৭৮
[ঘ] ১৯৮০

৪১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে কতদিন দায়িত্ব পালনের সুযোগ পায়? (জ্ঞান)
[ক] ৩ বছর ৫ মাস ২ দিন
✅ ৩ বছর ৭ মাস ৩ দিন
[গ] ৩ বছর ২ মাস ২ দিন
[ঘ] ৩ বছর ১ মাস ৫ দিন

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪২. বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি- (অনুধাবন)
i. গণতন্ত্র ও সমাজতন্ত্র
ii. বাঙালি জাতীয়তাবাদ
iii. ধর্মনিরপেক্ষতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৩. ১৯৭২ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু বক্তব্য দেন- (অনুধাবন)
i. যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন সম্পর্কে
ii. বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে
iii. পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৪. বঙ্গবন্ধুর ১৯৭২ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারির বক্তব্য অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি হবে- (অনুধাবন)
i. সমাজতন্ত্র
ii. ধর্মনিরপেক্ষতা
iii. গণতন্ত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
‘X’ জাতির পিতা দেশ স্বাধীনের পর দেশে ফিরলেন। তাকে জানানো হলো অভূতপূর্ব অভিনন্দন। এক বিশাল জনসভায় তিনি রাষ্ট্রের মূলনীতি ঘোষণা করলেন।

৪৫. অনুচ্ছেদের কোন নেতার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? (প্রয়োগ)
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] সৈয়দ নজরুল ইসলাম
[গ] তাজউদ্দিন আহমদ
[ঘ] মনসুর আলী

৪৬. উক্ত নেতা রাষ্ট্রের ভিত্তি হিসেবে ঘোষণা করেন- (উচ্চতর দক্ষতা
i. গণতন্ত্র
ii. ধনিকতন্ত্র
iii. সমাজতন্ত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
সদ্য স্বাধীন হওয়া ‘ক’ নামক দেশটি ‘খ’ নামক দেশের হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ থেকে দেশকে গড়ে তোলা এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের মাধ্যমে বহির্বিশ্বে সম্মানজনক ভাবমূর্তি নির্মাণে দ্রুততার সাথে সাফল্য লাভ করে।

৪৭. অনুচ্ছেদে ‘ক’ নামক দেশ বলতে কোন দেশকে বুঝানো হয়েছে? (প্রয়োগ)
✅ বাংলাদেশ
[খ] পাকিস্তান
[গ] ভারত
[ঘ] মায়ানমার

৪৮. ‘ক’ নামক দেশের রাষ্ট্রপতি যদি দেশকে গড়তে না পারতেন তাহলে- (উচ্চতর দক্ষতা)
i. দেশের অস্তিত্ব সংকট দেখা দিত
ii. দেশের স্বাধীনতার বিপর্যয় ঘটত
iii. বহির্বিশে দেশের ভাবমূর্তি নষ্ট হতো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৪

💘 যুদ্ধের পর কীভাবে দেশ গড়ে তোলা হলো 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৯৭
⚛ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অবস্থা ছিল- ভয়াবহ।
⚛ পুনর্বাসন ও পুনর্গঠনের কঠিন দায়িত্ব নিয়ে কাজ শুরু করে- বাংলাদেশ সরকার।
⚛ যুদ্ধের পর সাহায্যের হাত বাড়িয়ে দেয়- রেডক্রস সোসাইটি।
⚛ পরিকল্পিতভাবে দেশের যোগাযোগ ব্যবস্থা ও ব্যাংকিং খাত ধ্বংস করে দেয়- পাকিস্তানী বাহিনী।
⚛ মুক্তিযুদ্ধের পর এদেশের ৮৫ ভাগ জনগণের জীবিকা ছিল- কৃষিনির্ভর।
⚛ ২৬ জুলাই ১৯৭২ সালে শিক্ষা কমিটি গঠন করা হয়- বিজ্ঞানী ড. কুদরত-ই-খুদার নেতৃত্বে।
⚛ দেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকে- সরকারীকরণ করেন।
⚛ যমুনা নদীর উপর সেতু নির্মাণের পরিকল্পনা করেন- বঙ্গবন্ধু।
⚛ ব্যবহার উপযোগি করে গড়ে তোলা হয়- তেজগাঁও বিমানবন্দর।
⚛ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গৃহিত হয়- পাঁচশালা পরিকল্পনা।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৯. পোড়ামাটি নীতি কোন বাহিনীর? (জ্ঞান)
[ক] ভারতীয়
✅ পাকিস্তানি
[গ] নেপালি
[ঘ] ভুটানি

৫০. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ এক বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছিল কেন? (অনুধাবন)
[ক] প্রাকৃতিক দুর্যোগের কারণে
[খ] জনগণ ভারতে চলে যাওয়ার কারণে
[গ] মুক্তিবাহিনীর সম্মুখ যুদ্ধের কারণে
✅ পাকিস্তান বাহিনীর ‘পোড়ামাটি’ নীতির কারণে

৫১. ভারতের পর কোন দেশ এদেশকে স্বীকৃতি দান করে? (জ্ঞান)
✅ ভুটান
[খ] নেপাল
[গ] মালদ্বীপ
[ঘ] রাশিয়া

৫২. বহির্বিশ্বে বাংলাদেশের সম্মানজনক ভাবমূর্তি নির্মাণের প্রয়োজন ছিল কেন? (অনুধাবন)
✅ আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য
[খ] গবেষণার জন্য
[গ] সাহিত্য চর্চার জন্য
[ঘ] ত্রাণ বিতরণের জন্য

৫৩. পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা কত লক্ষ বসতবাড়ি জ্বালিয়ে দেয়? (জ্ঞান)
✅ প্রায় ৪৩
[খ] প্রায় ৪৪
[গ] প্রায় ৪৫
[ঘ] প্রায় ৪৬

৫৪. পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা কত হাজার প্রাথমিক বিদ্যালয় জ্বালিয়ে দেয়? (জ্ঞান)
✅ ১৮
[খ] ১৯
[গ] ২০
[ঘ] ২৫

৫৫. পাকবাহিনী হাইস্কুল ও মাদরাসা পুড়িয়ে দেয় কতগুলো? (জ্ঞান)
[ক] ৫ হাজার
✅ ৬ হাজার
[গ] ৭ হাজার
[ঘ] ৮ হাজার

৫৬. হানাদার বাহিনী কতগুলো কলেজ ভবন পুড়িয়ে দেয়? (জ্ঞান)
[ক] ৫শ’
[খ] ৭শ’
[গ] ৮শ’
✅ ৯শ’

৫৭. পাকবাহিনী কত হাজার গ্রামীণ হাটবাজার জ্বালিয়ে দেয়? (জ্ঞান)
[ক] ১৫
[খ] ১৭
[গ] ১৮
✅ ১৯

৫৮. মুক্তিযুদ্ধে কতটি সড়ক সেতু ধ্বংসপ্রাপ্ত হয়? (জ্ঞান)
✅ ২৭৪
[খ] ২৭৫
[গ] ২৭৮
[ঘ] ২৮০

৫৯. মুক্তিযুদ্ধে পাকবাহিনী কতটি রেলসেতু ধ্বংস করে? (জ্ঞান)
[ক] ২০০
✅ ৩০০
[গ] ৪০০
[ঘ] ৫০০

৬০. মুক্তিযুদ্ধের পর এদেশকে পুনর্গঠনের দায়িত্ব নেন কে? (জ্ঞান)
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] জিয়াউর রহমান
[গ] সাইদুর রহমান
[ঘ] এইচ এম এরশাদ

৬১. ১৯৭২ খ্রিষ্টাব্দের কত তারিখে প্রথম সংবাদ সম্মেলন হয়? (জ্ঞান)
[ক] ১০ জানুয়ারি
[খ] ১৩ জানুয়ারি
✅ ১৪ জানুয়ারি
[ঘ] ১৫ জানুয়ারি

৬২. স্বাধীনতার পর পর এদেশের শতকরা কতভাগ জনগণের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল ছিল? (জ্ঞান)
[ক] ৭০
[খ] ৭৫
✅ ৮৫
[ঘ] ১০০

৬৩. স্বাধীনতার পর জাতীয় আয়ের কত ভাগ কৃষি খাত থেকে আসত? (জ্ঞান)
✅ অর্ধেকের বেশি
[খ] অর্ধেক
[গ] শত ভাগ
[ঘ] অর্ধেকের চেয়ে কম

৬৪. স্বাধীনতার পর কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়? (জ্ঞান)
[ক] ২৭
[খ] ২৬
✅ ২৫
[ঘ] ২০

৬৫. স্বাধীনতার পর একটি পরিবারের জন্য সর্বাধিক কত বিঘা জমির মালিকানা নির্ধারণ করা হয়? (জ্ঞান)
[ক] ২৫
[খ] ২৮
[গ] ৫০
✅ ১০০

৬৬. স্বাধীনতার পর কত লাখের অধিক কৃষক পরিবারকে পুনর্বাসন করা হয়? (জ্ঞান)
[ক] ২০
✅ ২২
[গ] ৩০
[ঘ] ৩৫

৬৭. কৃষির উন্নয়নের কারণ কী ছিল? (অনুধাবন)
✅ অর্থনৈতিক
[খ] ধর্মীয়
[গ] সামাজিক
[ঘ] রাজনৈতিক

৬৮. ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন কার নির্দেশে গঠিত হয়? (জ্ঞান)
[ক] জিয়াউর রহমানের
[খ] ফজলুল হকের
[গ] সোহরাওয়ার্দীর
✅ শেখ মুজিবুর রহমানের

৬৯. বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কত খ্রিষ্টাব্দে গঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৭১
✅ ১৯৭২
[গ] ১৯৭৩
[ঘ] ১৯৭৪

৭০. ১৯৭২ খ্রিষ্টাব্দের কত তারিখে বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয়? (জ্ঞান)
✅ ২৬ জুলাই
[খ] ১ মে
[গ] ২৫ জুলাই
[ঘ] ২ আগস্ট

৭১. শিক্ষার উন্নয়নে জরুরি ভিত্তিতে বঙ্গবন্ধু কতটি কলেজ ভবন পুনর্নির্মাণ করেন? (জ্ঞান)
[ক] ৫০০
[খ] ৭০০
[গ] ৮০০
✅ ৯০০

৭২. শিক্ষার উন্নয়নে জরুরি ভিত্তিতে বঙ্গবন্ধু কতগুলো হাইস্কুল নির্মাণ করেন? (জ্ঞান)
[ক] ৩০০
✅ ৪০০
[গ] ৪৫০
[ঘ] ৭০০

৭৩. প্রথমবারের মতো সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেন কে? (জ্ঞান)
[ক] জিয়াউর রহমান
[খ] হাবিবুর রহমান
[গ] আবু সাঈদ চৌধুরী
✅ শেখ মুজিবুর রহমান

৭৪. মুক্তিযুদ্ধের সময় শিক্ষকদের পাওনা ছিল কত মাসের? (জ্ঞান)
[ক] ৬
[খ] ৭
[গ] ৮
✅ ৯

৭৫. জাতীয় সংসদে কত খ্রিষ্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাস করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭২
✅ ১৯৭৩
[গ] ১৯৭৪
[ঘ] ১৯৭৫

৭৬. মুক্তিযুদ্ধের পর কোন খ্রিষ্টাব্দের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থা একটা সন্তোষজনক অবস্থায় উন্নীত হয়? (জ্ঞান)
[ক] ১৯৭২
[খ] ১৯৭৩✅১৯৭৪
[ঘ] ১৯৭৫

৭৭. স্বাধীনতার পর বঙ্গবন্ধুর উদ্যোগে কতটি নতুন সড়ক সেতু নির্মাণ করা হয়? (জ্ঞান)
[ক] ৯৫
[খ] ৯৬
✅ ৯৭
[ঘ] ৯৮

৭৮. ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৪ নভেম্বর কোন সেতুর প্রাথমিক সম্ভাব্যতা প্রতিবেদন প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] তিস্তা
✅ যমুনা
[গ] পদ্মা
[ঘ] মেঘনা

৭৯. দেশের অভ্যন্তরীণ বিমান যোগাযোগ কার্যকর হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৭১
✅ ১৯৭২
[গ] ১৯৭৩
[ঘ] ১৯৭৫

৮০. ঢাকা-লন্ডন রুটে প্রথম ফ্লাইট চালু হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৭২
✅ ১৯৭৩
[গ] ১৯৭৪
[ঘ] ১৯৭৫

৮১. বাংলাদেশ সরকার পরিকল্পনা কমিশন গঠন করে কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৭০
[খ] ১৯৭১
✅ ১৯৭২
[ঘ] ১৯৭৩

৮২. যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য প্রবৃদ্ধি ৩% থেকে কত ভাগে উন্নীত করার ব্যবস্থা গ্রহণ করা হয়? (জ্ঞান)
✅ ৫.৫%
[খ] ৫.৭%
[গ] ৬%
[ঘ] ৬.৬%

৮৩. প্রথম পাঁচসালা পরিকল্পনা কার্যকর করা হয় কেন? (অনুধাবন)
[ক] ধর্মীয় উন্নতির জন্য
✅ অর্থনৈতিক উন্নয়নের জন্য
[গ] সামাজিক উন্নয়নের জন্য
[ঘ] সাংস্কৃতিক উন্নয়নের জন্য

৮৪. প্রথম পাঁচসালা পরিকল্পনা কত খ্রিষ্টাব্দে কার্যকর হয়? (জ্ঞান)
[ক] ১৯৭২
✅ ১৯৭৩
[গ] ১৯৭৪
[ঘ] ১৯৭৫

৮৫. পাঁচসালা পরিকল্পনা কত তারিখে কার্যকর হয়? (জ্ঞান)
[ক] ১ জানুয়ারি
[খ] ১ মে
✅ ১ জুলাই
[ঘ] ১ আগস্ট

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮৬. ৯ মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসর ছিল- (অনুধাবন)
i. রাজাকার
ii. আলবদর
iii. আল শামস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৭. মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা জ্বালিয়ে দেয়- (অনুধাবন)
i. ৩ হাজার অফিস ভবন
ii. ২ হাজার কলেজ ভবন
iii. ১৮ হাজার প্রাথমিক বিদ্যালয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. বাংলাদেশের ব্যাংকগুলো তাহবিল শূন্য হওয়ার কারণ, হানাদার বাহিনী- (প্রয়োগ)
i. ব্যাংকের কাগজের নোট জ্বালিয়ে দেয়
ii. গচ্ছিত স্বর্ণ লুটে নেয়
iii. ব্যাংকের ভবন উড়িয়ে দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. ১৯৭২ খ্রিষ্টাব্দের সরকারি হিসাবমতে পুনর্বাসনের জন্য প্রতি মাসে প্রয়োজন ছিল- (অনুধাবন)
i. পঞ্চাশ হাজার টন ঢেউটিন
ii. পঞ্চাশ হাজার টন কাঠ
iii. দুই থেকে আড়াই লক্ষ টন খাদ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯০. বঙ্গবন্ধু কৃষিব্যবস্থার উন্নয়নের জন্য- (অনুধাবন)
i. ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন
ii. সর্বাধিক ১০০ বিঘা পর্যন্ত জমির মালিকানা নির্ধারণ করেন
iii. দুই থেকে আড়াই লক্ষ টন খাদ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯১. শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধুর জরুরি ভিত্তিতে গৃহীত পদক্ষেপের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. ৯০০ কলেজ ভবন পুনর্নির্মাণ
ii. ৪০০ হাইস্কুল পুনর্নির্মাণ
iii. ২০টি বিশ্ববিদ্যালয় স্থাপন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. ১৯৭২ খ্রিষ্টাব্দের ৭ মার্চ ঢাকার সাথে বিমান যোগাযোগ চালু হয়- (অনুধাবন)
i. চট্টগ্রামের
ii. সিলেটের
iii. কুমিল্লার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. প্রথম পাঁচসালা পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮)-এর উদ্দেশ্য ছিল- (অনুধাবন)
i. খাদ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন
ii. অর্থনৈতিক উন্নয়ন
iii. ক্রমান্বয়ে বৈদেশিক সাহায্যের নির্ভরশীলতা হ্রাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও :
স্বাধীনতার পর ‘ক’ দেশের প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনে মনোনিবেশ করেন। এজন্য তিনি শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করেন।

৯৪. ‘ক’ দেশের সাথে সাদৃশ্যপূর্ণ দেশ কোনটি? (প্রয়োগ)
✅ বাংলাদেশ
[খ] ভারত
[গ] পাকিস্তান
[ঘ] ভুটান

৯৫. উক্ত দেশের প্রধানমন্ত্রীর গৃহীত কার্যক্রম- (উচ্চতর দক্ষতা)
i. অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে
ii. শিক্ষিত জাতি গড়ে তুলতে অবদান রাখবে
iii. কৃষি উৎপাদন হ্রাস করবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও :
একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রবীণ নেতা আসন্ন নির্বাচনি ইশতেহারে ঘোষণা করেন যে, তার দল ক্ষমতায় গেলে ১০ একর পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হবে এবং পূর্বের সমস্ত বকেয়া খাজনা মওকুফ করে দেওয়া হবে।

৯৬. অনুচ্ছেদে বর্ণিত নেতা কোন রাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত হয়েছেন? (প্রয়োগ)
[ক] মহাত্মা গান্ধী
[খ] মাস্টারদা সূর্যসেন
[গ] চিত্তরঞ্জন দাস
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৯৭. উক্ত নেতার কর্মকাণ্ডের মধ্যে ছিল- (উচ্চতর দক্ষতা)
i. সত্যাগ্রহ বন্দিদের মুক্তিদানের দাবি
ii. শিক্ষার উন্নয়ন
iii. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 সংবিধান প্রণয়ন ১৯৭২ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৯৯
⚛ বাংলাদেশের সংবিধান হলো একটি- লিখিত দলিল।
⚛ সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ আদেশ জারি করা হয়- ২৩ মার্চ ১৯৭২।
⚛ গণপরিষদের প্রথম অধিবেশন বসে- ১০ এপ্রিল ১৯৭২।
⚛ সংবিধান গঠন কমিটির আহবায়ক ছিলেন- ড. কামাল হোসেন।
⚛ বাংলাদেশের সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছে- মাত্র নয় মাস।
⚛ বাংলাদেশের সংবিধান কার্যকর হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২ খ্রিষ্টাব্দে।
⚛ বাংলাদেশের সংবিধানে ভাগ রয়েছে- ১১টি।
⚛ বাংলাদেশের সংবিধানে- তফসিল ৪টি।
⚛ বাংলাদেশের সংবিধানে- ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
⚛ নতুন রাষ্ট্র হিসেবে পথচলার ক্ষেত্রে মূলনীতিসমূহ ও আলোকবর্তীকা হিসেবে কাজ করেছে- বাংলাদেশের সংবিধান।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৮. একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল কোনটি? (জ্ঞান)
✅ সংবিধান
[খ] সামাজিক আইন
[গ] শাসনতান্ত্রিক আইন
[ঘ] সরকারি আইন

৯৯. বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
✅ লিখিত
[খ] অলিখিত
[গ] সাম্প্রদায়িকতা
[ঘ] সুপরিবর্তনীয়

১০০. ভারত ও পাকিস্তান কত খ্রিষ্টাব্দে স্বাধীনতা অর্জন করে? (জ্ঞান)
✅ ১৯৪৭
[খ] ১৯৪৮
[গ] ১৯৫০
[ঘ] ১৯৭০

১০১. পাকিস্তান রাষ্ট্রের নাগরিক হিসেবে এদেশের মানুষ কত খ্রিষ্টাব্দ থেকে গণতান্ত্রিক অধিকার পায়নি(জ্ঞান)
✅ ১৯৪৭
[খ] ১৯৪৮
[গ] ১৯৭০
[ঘ] ১৯৭২

১০২. গণপরিষদ আদেশ জারি করা হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৭০
✅ ১৯৭২
[গ] ১৯৭৩
[ঘ] ১৯৭৫

১০৩. কত তারিখে গণপরিষদ আদেশ জারি করা হয়? (জ্ঞান)
✅ ২৩ মার্চ
[খ] ১ মে
[গ] ১ জুলাই
[ঘ] ১ জানুয়ারি

১০৪. গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
✅ ১৯৭২
[খ] ১৯৭৩
[গ] ১৯৭৪
[ঘ] ১৯৭৫

১০৫. কত তারিখে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? (জ্ঞান)
[ক] ১ জানুয়ারি
✅ ১০ এপ্রিল
[গ] ১ মে
[ঘ] ২০ আগস্ট

১০৬. গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন কে? (জ্ঞান)
[ক] আবু সাদাত
[খ] আবু সায়েম
✅ আবদুল হামিদ
[ঘ] আবদুস সাত্তার

১০৭. গণপরিষদের ডেপুটি স্পিকার কে ছিলেন? (জ্ঞান)
✅ মোহাম্মদ উল্লাহ
[খ] আবদুল হামিদ
[গ] মোশতাক আহমেদ
[ঘ] মনসুর আলী

১০৮. সংবিধান কমিটির আহবায়ক কে ছিলেন? (জ্ঞান)
[ক] মোস্তফা কামাল
[খ] জিয়াউর রহমান
[গ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
✅ ড. কামাল হোসেন

১০৯. সংবিধান কমিটি খসড়া সংবিধান ১৯৭২ খ্রিস্টাব্দের অক্টোবরের কত তারিখের মধ্যে চূড়ান্তভাবে প্রণয়ন শেষ করে? (জ্ঞান)
✅ ১১
[খ] ১২
[গ] ১৩
[ঘ] ১৮

১১০. সংবিধান বিল সম্পর্কে গণপরিষদে কত অক্টোবর থেকে আলোচনা শুরু হয়? (জ্ঞান)
[খ] ১৭
[খ] ১৮
✅ ১৯
[ঘ] ২০

১১১. বাংলাদেশ সংবিধান গণপরিষদে পাস হয় কত তারিখে? (জ্ঞান)
[ক] ১ মে
[খ] ১ আগস্ট
[গ] ৩ নভেম্বর
✅ ৪ নভেম্বর

১১২. বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কখন? (জ্ঞান)
[ক] জুন ১৯৭২
[খ] জুলাই ১৯৭২
[গ] সেপ্টেম্বর ১৯৭২
✅ নভেম্বর ১৯৭২

১১৩. সংবিধান কার্যকর হয় কোন দিবসে? (জ্ঞান)
✅ বিজয় দিবসে
[খ] ভাষা দিবসে
[গ] স্বাধীনতা দিবসে
[ঘ] নারী দিবসে

১১৪. সংবিধান প্রণয়ন করতে পাকিস্তানের সময় লেগেছে কত বছর? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৭
[গ] ৮
✅ ৯

১১৫. সংবিধান প্রণয়ন করতে ভারতের সময় লেগেছে কত বছর? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

১১৬. বাংলাদেশের সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছে কত মাস? (জ্ঞান)
✅ ১০
[খ] ১১
[গ] ১২
[ঘ] ১৩

১১৭. ১৯৭২ খ্রিষ্টাব্দের সংবিধানের প্রস্তাবনা কতটি? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

১১৮. বাংলাদেশ সংবিধানের ভাগ কয়টি? (জ্ঞান)
[ক] ১০
✅ ১১
[গ] ১২
[ঘ] ১৫

১১৯. ১৯৭২ খ্রিষ্টাব্দের সংবিধানে তফসিল ছিল কয়টি? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
[গ] ৩
✅ ৪

১২০. সংবিধানের তৃতীয় ভাগে কী নিয়ে আলোচনা করা হয়েছে? (জ্ঞান)
✅ মৌলিক অধিকার
[খ] বিচার বিভাগ
[গ] জাতীয় সংসদ
[ঘ] নির্বাহী বিভাগ

১২১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? (জ্ঞান)
✅ বাংলাদেশের সংবিধান
[খ] যুদ্ধাপরাধীর শাস্তি
[গ] জনগণের নিরাপত্তা বিধান
[ঘ] জনগণের খাদ্য ব্যবস্থা প্রণয়ন

১২২. “সকল ক্ষমতার মালিক জনগণ”- এটি কার ঘোষণা? (প্রয়োগ)
[ক] বঙ্গবন্ধুর
✅ সংবিধানের
[গ] স্পিকারের
[ঘ] জনগণের

১২৩. রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? (জ্ঞান)
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬

১২৪. মূলত শোষণহীন সমাজ গঠনের জন্য সংবিধানে কিরূপ অর্থনৈতিক ব্যবস্থার কথা বলা হয়েছিল? (জ্ঞান)
✅ সমাজতান্ত্রিক
[খ] পুঁজিবাদী
[গ] মিশ্র
[ঘ] ইসলামী

১২৫. ১৯৭২ খ্রিষ্টাব্দের সংবিধানি অনুযায়ী বাংলাদেশে কেমন শাসনব্যবস্থা প্রবর্তন করা হয়? (জ্ঞান)
[ক] যুক্তরাষ্ট্রীয়
[খ] গণতান্ত্রিক
✅ এককেন্দ্রিক
[ঘ] বহুদলীয়

১২৬. সারা দেশের প্রশাসন পরিচালিত হয় কীভাবে? (অনুধাবন)
[ক] প্রশাসনিকভাবে
[খ] যুক্তরাষ্ট্রীয়ভাবে
[গ] আমলাতান্ত্রিক পদ্ধতিতে
✅ কেন্দ্রীয় সরকারের অধীনে

১২৭. ১৯৭২ খ্রিষ্টাব্দের সংবিধানে কত কক্ষবিশিষ্ট আইন পরিষদ গঠন করা হয়? (জ্ঞান)
✅ এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার

১২৮. ১৯৭২ খ্রিষ্টাব্দের সংবিধান অনুযায়ী আইন পরিষদের মোট আসন সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ৩০০
✅ ৩১৫
[গ] ৩২০
[ঘ] ৩৩০

১২৯. বাংলাদেশের সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতি কত দিনের মধ্যে সম্মতি দেবেন? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৬
✅ ৭
[ঘ] ১০

১৩০. নবীন বাংলাদেশ নামক রাষ্ট্রের পথচলার ক্ষেত্রে সংবিধানের মূলনীতিসমূহ কাজ করছে- (্উচ্চতর দক্ষতা)
✅ আলোকবর্তিকা হিসেবে
[খ] পথচলার কৌশল হিসেবে
[গ] উন্নয়নের হাতিয়ার হিসেবে
[ঘ] ব্যর্থতারোধের কৌশল হিসেবে

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাইতেন, রাষ্ট্রের ভিত্তি হবে- (অনুধাবন)
i. গণতন্ত্র
ii. সমাজতন্ত্র
iii. সাম্প্রদায়িকতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩২. ১৯৭২ খ্রিষ্টাব্দের সংবিধানে ছিল- (অনুধাবন)
i. একটি প্রস্তাবনা
ii. ১১টি ভাগ
iii. ৪টি তফসিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৩. বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. জাতীয়তাবাদ
ii. গণতন্ত্র
iii. মৌলিক অধিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৪. বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ফলে এদেশে- (প্রয়োগ)
i. কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দেওয়া হবে না
ii. ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না
iii. সকল ধর্মের মানুষ সমান প্রাধান্য পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৫ ও ১৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
জিনিয়ার বসবাসরত দেশে ১৯৭২ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে সংবিধান প্রণীত হয়। সংবিধানটি উক্ত দেশের প্রথম বিজয় দিবসে কার্যকর হয়।

১৩৫. জিনিয়ার বসবাসরত দেশের সাথে কোন দেশের মিল রয়েছে? (প্রয়োগ)
[ক] ভারত
[খ] নেপাল
[গ] শ্রীলঙ্কা
✅ বাংলাদেশ

১৩৬. উক্ত দেশের সংবিধানের ক্ষেত্রে সঠিক তথ্য হলো- (অনুধাবন)
i. সাম্প্রদায়িক রাজনীতিকে উৎসাহিত করে
ii. বিচার বিভাগের স্বাধীনতার স্বীকৃতি দেয়
iii. মৌলিক মানবাধিকার নিশ্চিত করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বৈদেশিক সম্পর্ক 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ২০১
⚛ একটি সদ্য স্বাধীন রাষ্ট্র হিসেবে এর অস্তিত্ব ও উন্নয়ন নিশ্চিত করতে- পররাষ্ট্রনীতির ভূমিকা অপরিসীম।
⚛ পররাষ্ট্রনীতির মূল কথা হলো- সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়।
⚛ বাংলাদেশ জাতিসংঘের- ১৩৬ তম সদস্য।
⚛ বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন- জাতিসংঘের ২৯ তম অধিবেশনে।
⚛ বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশকে স্বীকৃতি দেয়- ১৩০টি রাষ্ট্র।
⚛ বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ- ১৪টি সংগঠনের সদস্যপদ লাভ করে।
⚛ ১৯৭২ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত বিদেশি সাহায্যের শতকরা- ৬৭.০১ ভাগ প্রদান করত ভারত।
⚛ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বঙ্গবন্ধু- জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৭. আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য-সহযোগিতা লাভ এদেশের জন্য জরুরি হয়ে পড়ে কেন? (অনুধাবন)
✅ যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য
[খ] সামাজিক স্থিতিশীলতার জন্য
[গ] জাতিসংঘের সদস্যপদের জন্য
[ঘ] রাজনৈতিক অভিজ্ঞতার জন্য

১৩৮. নবীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারকের ভূমিকায় কে ছিলেন? (জ্ঞান)
[ক] সৈয়দ মনসুর আলী
✅ শেখ মুজিবুর রহমান
[গ] সৈয়দ নজরুল ইসলাম
[ঘ] মওলানা ভাসানী

১৩৯. বঙ্গবন্ধু পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা দিতে গিয়ে বাংলাদেশকে কী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন? (উচ্চতর দক্ষতা)
[ক] দক্ষিণ এশিয়ার ম্যাগনাকার্টা
[খ] উন্নয়নশীল সিঙ্গাপুর
✅ দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড
[ঘ] মাহাথিরের মালয়েশিয়া

১৪০. বাংলাদেশ কত খ্রিষ্টাব্দে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? (জ্ঞান)
[খ] ১৯৭৩
✅ ১৯৭৪
[গ] ১৯৭৫
[ঘ] ১৯৭৬

১৪১. বঙ্গবন্ধু কত খ্রিষ্টাব্দে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন? (জ্ঞান)
✅ ১৯৭৪
[খ] ১৯৭৫
[গ] ১৯৭৬
[ঘ] ১৯৭৭

১৪২. ১৯৭৩ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত প্রাপ্ত বিদেশি সাহায্যের শতকরা কত ভাগ ভারত প্রদান করে? (জ্ঞান)
✅ ৬৭.০১
[খ] ৬৬.০১
[গ] ৬০.০১
[ঘ] ৬০.৫০

১৪৩. স্বাধীনতার পর কোন দেশের সাহায্য ছাড়া বাংলাদেশকে বড় ধরনের মানবিক বিপর্যয় থেকে বাঁচানো সম্ভব হতো না? (জ্ঞান)
[ক] চীন
✅ ভারত
[গ] ভুটান
[ঘ] নেপাল

১৪৪. বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ বিশ্বের কতটি দেশের স্বীকৃতি পায়? (জ্ঞান)
[ক] ১২০
✅ ১৩০
[গ] ১৪০
[ঘ] ১৫০

১৪৫. বঙ্গবন্ধু শাসনামলে বাংলাদেশ বিশ্বের কতটি আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করে? (জ্ঞান)
✅ ১৪
[খ] ১৫
[গ] ১৬
[ঘ] ২০

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৬. বঙ্গবন্ধু পররাষ্ট্রনীতিতে গুরুত্ব দিয়েছিলেন- (অনুধাবন)
i. আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করাকে
ii. দেশ পুনর্গঠনে বিদেশি সাহায্য-সহযোগিতা নিশ্চিত করাকে
iii. উপনিবেশবাদ দীর্ঘস্থায়ী করাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৭. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে যেসব দেশ সাহায্য করে- (অনুধাবন)
i. ভারত
ii. আমেরিকা
iii. রাশিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৮. এদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হলো- (উচ্চতর দক্ষতা)
i. শান্তিপূর্ণ সহাবস্থান
ii. সবার সঙ্গে বন্ধুত্ব
iii. কারও সঙ্গে শত্রুতা নয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৯. বাংলাদেশের জনগণ সবসময় সোচ্চার থাকবে- (উচ্চতর দক্ষতা)
i. সাম্রাজ্যবাদের বিরুদ্ধে
ii. উপনিবেশবাদের রিবুদ্ধে
iii. বর্ণবাদের বিরুদ্ধে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫০ ও ১৫১ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ দেশের রাষ্ট্রপতি তাদের মাতৃভাষায় জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ভাষণ দেন। এতে তাদের দেশের সবাই খুব খুশি হয়।

১৫০. ‘ক’ দেশের নেতার সাথে বাংলাদেশের কোন নেতার মিল রয়েছে? (প্রয়োগ)
✅ শেখ মুজিবুর রহমান
[খ] জিয়াউর রহমান
[গ] হুসেইন মুহম্মদ এরশাদ
[ঘ] শাহ আবদুল হামিদ

১৫১. উক্ত নেতার মাতৃভাষায় ভাষণ প্রদানের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. তাদের দেশের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ হয়
ii. তাদের মাতৃভাষা আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা লাভ করে
iii. তাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন ১৯৭৩ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ২০২
⚛ স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন হয়- ৭ মার্চ ১৯৭৩ খ্রিষ্টাব্দে।
⚛ নির্বাচনে নিরুঙ্কুশ বিজয় অর্জন করে- আওয়ামী লীগ।
⚛ সংরক্ষিত মহিলা আসনসহ নির্বাচনে আসন সংখ্যা ছিল- ৩১৫।
⚛ বঙ্গবন্ধুর নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়- ১৬ মার্চ ১৯৭৩।
⚛ রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি গৃহিত হয়- সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে।
⚛ বাংলাদেশে বাকশাল গঠিত হয়- ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫।
⚛ জাতীয় সংসদের ক্ষমতার খর্ব হয়- রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতে।
⚛ বাকশালের চেয়ারম্যান ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
⚛ বাকশালের সাধারণ সম্পাদক হলেন- এম মনসুর আলী।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫২. স্বাধীন বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৭১
[খ] ১৯৭২
✅ ১৯৭৩
[ঘ] ১৯৭৪

১৫৩. ১৯৭৩ খ্রিষ্টাব্দের ৭ মার্চ নির্বাচনে কোন দল জয়লাভ করে? (জ্ঞান)
[ক] বাংলাদেশ জাতীয় লীগ
[খ] জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)
✅ আওয়ামী লীগ
[ঘ] ন্যাপ

১৫৪. ১৯৭৩ খ্রিষ্টাব্দের নির্বাচনে জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত ছিল? (জ্ঞান)
[ক] ৩০০টি
[খ] ৩০৫টি
[গ] ৩১০টি
✅ ৩১৫টি

১৫৫. ১৯৭৩ খ্রিষ্টাব্দের নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কতটি আসন লাভ করে? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

১৫৬. ১৯৭৩ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয় লীগ কতটি আসন লাভ করে? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

১৫৭. ১৯৭৩ খ্রিষ্টাব্দের ১৬ মার্চ কার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়? (জ্ঞান)
✅ শেখ মুজিবুর রহমান
[খ] জিয়াউর রহমান
[গ] এরশাদ
[ঘ] হাবিবুল্লাহ

১৫৮. বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭৩ খ্রিষ্টাব্দে কত তারিখে নতুন মন্ত্রিসভা গঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৫ মার্চ
✅ ১৬ মার্চ
[গ] ১৭ মার্চ
[ঘ] ১৮ মার্চ

১৫৯. স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির প্রবর্তন করা হয় কখন? (জ্ঞান)
[ক] ১৯৭৩ খ্রিষ্টাব্দে
[খ] ১৯৭৪ খ্রিষ্টাব্দে
✅ ১৯৭৫ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৯৭৬ খ্রিষ্টাব্দে

১৬০. সংবিধানের চতুর্থ সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হবেন? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬

১৬১. রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় জাতীয় রাজনৈতিক দল গঠনের ক্ষমতা কার ওপর ন্যস্ত ছিল? (জ্ঞান)
✅ রাষ্ট্রপতির
[খ] প্রধানমন্ত্রীর
[গ] প্রধান বিচারপতির
[ঘ] মন্ত্রীদের

১৬২. বাকশাল কত খ্রিষ্টাব্দে গঠন করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭৪
✅ ১৯৭৫
[গ] ১৯৭৬
[ঘ] ১৯৭৭

১৬৩. বাকশালের চেয়ারম্যান কে ছিলেন? (জ্ঞান)
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] এম. মনসুর আলী
[গ] তোফায়েল আহমেদ
[ঘ] হুসেইন মুহম্মদ এরশাদ

১৬৪. বাকশালের সাধারণ সম্পাদক কে ছিলেন? (জ্ঞান)
✅ এম. মনসুর আলী
[খ] তোফায়েল আহমেদ
[গ] আবদুস সাত্তার
[ঘ] ফজলুল হক

১৬৫. ১৯৭৫ খ্রিষ্টাব্দে কোন সংশোধনীর মাধ্যমে সরকার পদ্ধতির পরিবর্তন আনা হয়? (জ্ঞান)
[ক] ২য়
[খ] ৩য়
✅ ৪র্থ
[ঘ] ৫ম

১৬৬. চতুর্থ সংশোধনী নানা বিতর্কের জন্ম দেয় কেন? (অনুধাবন)
[ক] সামরিক সরকারকে বৈধতা দেওয়ায়
[খ] বাকশাল গঠন করায়
✅ সরকার ব্যবস্থায় পরিবর্তন আনায়
[ঘ] জাতীয় সংসদের কর্তৃত্ব হ্রাস করায়

১৬৭. জাতীয় সংসদের ক্ষমতা খর্ব হয় কোন সরকারব্যবস্থায়? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রী শাসিত
✅ রাষ্ট্রপতি শাসিত
[গ] মন্ত্রিপরিষদ শাসিত
[ঘ] শাসন বিভাগ শাসিত

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৮. ১৯৭৫-এর ২৫ জানুয়ারি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি প্রবর্তনের ফলে- (অনুধাবন)
i. রাষ্ট্রপতির কোনো ক্ষমতা ছিল না
ii. জাতীয় সংসদের কোনো ক্ষমতা ছিল না
iii. মন্ত্রিপরিষদের কোনো ক্ষমতা ছিল না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৯. রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি যাদের নিয়োগ ও বরখাস্ত করতে পারতেন- (অনুধাবন)
i. উপরাষ্ট্রপতি
ii. প্রধানমন্ত্রী
iii. মন্ত্রী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭০. সম্পূর্ণ অগণতান্ত্রিক ব্যবস্থা ছিল- (অনুধাবন)
i. রাষ্ট্রপতির অসীম ক্ষমতা
ii. প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা
iii. একক রাজনৈতিক দল গঠন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭১ ও ১৭২ নং প্রশ্নের উত্তর দাও :
বিশেষ প্রয়োজনে একটি সংশোধনীর মাধ্যমে ‘ক’ রাষ্ট্রের মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।

১৭১. অনুচ্ছেদে বর্ণিত ‘ক’ রাষ্ট্রের সংশোধনীর সাথে বাংলাদেশের কোন সংশোধনীর মিল আছে? (প্রয়োগ)
[ক] দ্বিতীয়
[খ] তৃতীয়
✅ চতুর্থ
[ঘ] পঞ্চম

১৭২. উক্ত সংশোধনীর উদ্দেশ্য ছিল- (উচ্চতর দক্ষতা)
i. রাষ্ট্রে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা
ii. রাষ্ট্রে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা
iii. রাষ্ট্রে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

💘 ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ২০৩
⚛ বাংলাদেশের ইতিহাসের কলঙ্কময় দিন- ১৫ আগস্ট ১৯৭৫।
⚛ বঙ্গবন্ধু অবিচল অবস্থায় বলতেন- আমাকে কোনো বাঙালি মারবে না।
⚛ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়- ১৫ আগস্ট ভোরে।
⚛ ৩২ নং বলতে বোঝায়- ধানমন্ডির ৩২নং রোডস্থ বঙ্গবন্ধুর বাড়ি।
⚛ বঙ্গবন্ধুর গায়ে গুলির চহ্নি পাওয়া যায়- ১৮টি।
⚛ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্তরালে ছিল- সামরিক বেসামরিক ষড়যন্ত্রকারীরা।
⚛ ১৫ আগস্টের হত্যাকাণ্ডের দিন প্রাণে বেচে যান- শেখ হাসিনা ও শেখ রেহানা।
⚛ ১৫ আগস্টের দিন হত্যা করা হয়- ৬ বছরের শিশু রাসেলকে।
⚛ বঙ্গবন্ধু খুনি চক্রের নেতৃত্বে ছিলেন- খন্দকার মোশতাক।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭৩. কোন দিনটি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় একটি দিন? (জ্ঞান)
[ক] ১২ আগস্ট ১৯৭৫
[খ] ১৩ আগস্ট ১৯৭৫
[গ] ১৪ আগস্ট ১৯৭৫
✅ ১৫ আগস্ট ১৯৭৫

১৭৪. কত খ্রিষ্টাব্দে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭০
[খ] ১৯৭৪
✅ ১৯৭৫
[ঘ] ১৯৭৬

১৭৫. বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যে বাসভবনে ঘাতকরা ভোর কয়টায় আক্রমণ করে? (জ্ঞান)
✅ আনুমানিক সাড়ে ৫টা
[খ] আনুমানিক সাড়ে ৬টা
[গ] আনুমানিক সাড়ে ৭টা
[ঘ] আনুমানিক সাড়ে ৮টা

১৭৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সময় শিশু রাসেলের বয়স কত ছিল? (জ্ঞান)
[ক] ৫ বছর
[খ] ৭ বছর
✅ ৮ বছর
[ঘ] ৯ বছর

১৭৭. বঙ্গবন্ধুর বুকে কতটি গুলির আঘাত পাওয়া যায়? (জ্ঞান)
[ক] ১৪
[খ] ১৬
[গ] ১৭
✅ ১৮

১৭৮. বঙ্গবন্ধুর পরিবারের কতজন সদস্যকে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়? (জ্ঞান)
[ক] ১৪
[খ] ১৬
[গ] ১৭
✅ ১৮

১৭৯. সুমাইয়ার বাবা গ্রামের একজন চেয়ারম্যান। হঠাৎ একদিন ডাকাত দল এসে তার মা, বাবা ও ভাইসহ পরিবারের অন্যান্যদের হত্যা করল। সে খালার বাসায় থাকায় বেঁচে গেল। সুমাইয়ার সাথে কার মিল রয়েছে? (প্রয়োগ)
✅ শেখ রেহানার
[খ] শেখ মনির
[গ] শেখ নাসেরের
[ঘ] শেখ রাসেলের

১৮০. বিশ্বের চোখে আমরা কৃতঘœ জাতিতে পরিণত হয়েছি কেন? (অনুধাবন)
[ক] দুষ্পরিবর্তনীয় সংবিধান প্রণয়নের জন্য
[খ] বঙ্গবন্ধুর নেতৃত্ব বাকশাল গঠনের জন্য
✅ বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য
[ঘ] খুব দ্রুত পরিকল্পনা কমিশন গঠনের জন্য

১৮১. বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর কে রাষ্ট্রক্ষমতা দখল করেন? (জ্ঞান)
[ক] জিয়াউর রহমান
[খ] মনসুর আলী
✅ খন্দকার মোশতাক আহমদ
[ঘ] এইচ এম এরশাদ

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮২. ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট ঘাতকরা- (অনুধাবন)
i. জাতির পিতাকে হত্যা করে
ii. জিয়াউর রহমানকে হত্যা করে
iii. শিশু রাসেলকে হত্যা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৩. ১৫ আগস্ট হত্যাকাণ্ডে পর্দার অন্তরালে ছিল- (অনুধাবন)
i. সামরিক বাহিনী
ii. বেসামরিক বাহিনী
iii. বিপথগামী আমলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৪. ১৫ আগস্ট বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও হয়- (অনুধাবন)
i. মেজর মহিউদ্দিনের নেতৃত্বে
ii. মেজর হুদার নেতৃত্বে
iii. মেজর পাশার নেতৃত্বে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৫. ১৫ আগস্ট হত্যাকাণ্ডে ঘাতক দল ব্যবহার করেছিলেন- (অনুধাবন)
i. ট্যাংক
ii. কামান
iii. স্টেনগান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৬. ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার হন- (অনুধাবন)
i. ফজিলাতুন্নেসা মুজিব
ii. শেখ কামাল
iii. শেখ রাসেল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৭. ১৫ আগস্ট হত্যাকাণ্ডে মৃত্যু হয়- (অনুধাবন)
i. আব্দুল নঈমের
ii. শেখ ফজলুল হক মনির
iii. শেখ নাসেরের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide