SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৩ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
ত্রয়োদশ অধ্যায়

Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-13
History of Bangladesh and World Civilization
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ

১. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল?
[ক] ১৬৭
[খ] ১৯৮
[গ] ২৬৭
✅ ২৯৮

২. ‘স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল-
i. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করায়
ii. জাতীয় পরিষদের আহূত অধিবেশন স্থগিত করায়
iii. বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভর্তি ফি বৃদ্ধি করায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ রাষ্ট্রের শাসকশ্রেণির বিরুদ্ধে জনগণের যৌক্তিক মুক্তিসংগ্রামে ‘খ’ রাষ্ট্র
‘ক’ রাষ্ট্রের অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে আশ্রয়, খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিয়ে সাহায্য করে এবং তাদের দুঃখ-দুর্দশার কথাও বিশ্বের কাছে তুলে ধরে।

৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রের ভূমিকা উদ্দীপকের ‘খ’ রাষ্ট্রের ভূমিকার মতো ছিল?
[ক] চীন
✅ ভারত
[গ] নেপাল
[ঘ] মায়ানমার

৪. উক্ত রাষ্ট্রের গৃহীত কর্মকাণ্ডের ফলে-
i. স্বাধীনতা লাভ ত্বরান্বিত হয়
ii. মানবাধিকার রক্ষিত হয়
iii. বহির্বিশ্বে বাংলাদেশের নির্যাতনের চিত্র প্রকাশিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১. বাংলাদেশের পতাকা কত তারিখে প্রথম উত্তোলন করা হয়? (সকল বোর্ড - ২০১৬)
✅ ২ মার্চ ১৯৭১
[খ] ৩ মার্চ ১৯৭১
[গ] ৪ মার্চ ১৯৭১
[ঘ] ৫ মার্চ ১৯৭১

২. সম্রাট আকবরের সময় বাংলার পরিচয় বহন করে কোনটি? (সকল বোর্ড - ২০১৬)
[ক] বাঙ্গালাহ্
[খ] সমতট
[গ] ত্রিপুরা
✅ সুবাহ বাংলা

৩. মুজিবনগর সরকার ১৯৭১ খ্রিষ্টাব্দের কত তারিখে গঠিত হয়? (সকল বোর্ড - ২০১৫)
[ক] ৪ এপ্রিল
[খ] ৮ এপ্রিল
✅ ১০ এপ্রিল
[ঘ] ১৭ এপ্রিল

৪. মুজিবনগর সরকারের সদর দপ্তর কোলকাতায় স্থানান্তরিত করা হয় কেন? (সকল বোর্ড - ২০১৫)
[ক] ভারত সরকারের আমন্ত্রণে
✅ পাক বাহিনীর হামলা থেকে রক্ষা পেতে
[গ] সোভিয়েত ইউনিয়নের পরামর্শে
[ঘ] শেখ মুজিবুর রহমানের নির্দেশে

৫. আইনগত কাঠামো আদেশ জারি করেন কে? (মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনষ্টিটিউট, ঢাকা)
✅ ইয়াহিয়া খান
[খ] আইয়ুব খান
[গ] মোনায়েম খান
[ঘ] নুরুল আমিন

৬. নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক কী ছিল? (শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সিলেট)
[ক] কুলা
[খ] শাপলা
✅ নৌকা
[ঘ] লাঙ্গল

৭. কোন নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? (আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর)
[ক] ১৯৫৬
[খ] ১৯৬০
[গ] ১৯৬৯
✅ ১৯৭০

৮. জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ দলের নেতৃত্বে সরকার গঠিত হওয়া ন্যায়সংগত ছিল কেন? (রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ)
✅ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায়
[খ] বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করায়
[গ] অর্থনৈতিক ও অন্যান্য বৈষম্য দূর করায়
[ঘ] সার্বভৌম ও পার্লামেন্ট পরিবর্তন হওয়ায়

৯. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনের পর থেকে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অস্থিরতা সৃষ্টি হয় কেন? (বি. কে. জি. সি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ)
[ক] নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠে বলে
✅ ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা হয় বলে
[গ] সংখ্যাগরিষ্ঠতা অর্জনে রাজনৈতিক দল ব্যর্থ হলে
[ঘ] সামরিক হস্তক্ষেপের কারণে

১০. স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয় কত খ্রিষ্টাব্দে? (পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ)
✅ ১ মার্চ, ১৯৭০
[খ] ২ মার্চ, ১৯৭০
[গ] ৩ মার্চ, ১৯৭০
[ঘ] ১ ফেব্রুয়ারি, ১৯৭১

১১. জাতির জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? (ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়, ঢাকা)
✅ ৭ মার্চের ভাষণ
[খ] ভাষা আন্দোলন
[গ] ৭০ এর নির্বাচন
[ঘ] স্বাধীনতা ঘোষণা

১২. ৭ মার্চের ভাষণ দেওয়া হয় কোথায়? (আজিমপুর গভ. গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা)
[ক] ভিক্টোরিয়া পার্কে
[খ] শিশু পার্কে
✅ রেসকোর্স ময়দানে
[ঘ] রমনা পার্কে

১৩. ঢাকায় গণহত্যা শুরু হয় কী নামে? (পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া)
✅ অপারেশন সার্চলাইট
[খ] অপারেশন রেবল হান্ট
[গ] অপারেশন ক্লিনহার্ট
[ঘ] অপারেশন ডেজার্ট স্ট্রম

১৪. ‘অপারেশন সার্চলাইট’ বলতে কী বোঝায়? (রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ)
[ক] বর্বরতম গণহত্যাকাণ্ড ও নির্যাতন
✅ বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনকশা
[গ] অপারেশন পুলিশ ক্যাম্প
[ঘ] পিলখানার বিডিআর ক্যাম্প

১৫. ১৯৭১ খ্রিষ্টাব্দে অস্থায়ী সরকার কেন গঠিত হয়েছিল? (মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা)
✅ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য
[খ] রাজনৈতিক বিশৃঙ্খলা দূর করার জন্য
[গ] অর্থনৈতিক মুক্তির জন্য
[ঘ] প্রশাসনিক বৈষম্য দূর করার জন্য

১৬. বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কখন? (সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়, খুলনা)
[ক] ৯ এপ্রিল, ১৯৭১
✅ ১০ এপ্রিল, ১৯৭১
[গ] ১৫ এপ্রিল, ১৯৭১
[ঘ] ১৭ এপ্রিল, ১৯৭১

১৭. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিল? (বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও,ঢাকা)
✅ মনসুর আলী
[খ] আবদুর রব
[গ] এম কামরুজ্জামান
[ঘ] তাজউদ্দিন

১৮. মুজিবনগর সরকার গঠনের কত ঘণ্টা পর সেখানে পাক বাহিনী বোমা বর্ষণ করে? (ভিকারুন নিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

১৯. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? (আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা)
[ক] এম মনসুর আলী
[খ] এ. কে খোন্দকার
[গ] সৈয়দ নজরুল ইসলাম
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২০. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কী? (এমএম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ)
[ক] এ. কে খোন্দকার
[খ] সৈয়দ নজরুল ইসলাম
✅ তাজউদ্দিন আহমদ
[ঘ] মনসুর আলী

২১. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিল? (বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও,ঢাকা)
✅ মনসুর আলী
[খ] আবদুর রব
[গ] এম কামরুজ্জামান
[ঘ] তাজউদ্দিন

২২. ছাত্ররা মুক্তিযুদ্ধের সময় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিল কেন? (বি.কে. জি.সি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, হবিগঞ্জ)
✅ যুদ্ধের প্রশিক্ষণের জন্য
[খ] যুদ্ধের ভয়ে
[গ] পাকিস্তানি বাহিনীর চাপে
[ঘ] সুষ্ঠুভাবে পড়াশোনার জন্য

২৩. মুক্তিযুদ্ধে কৃষকদের অবদান ছিল কেমন? (পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বগুড়া)
[ক] হতাশাজনক
[খ] প্রশ্নবিন্ধ
[গ] ভূমিকা ছিল না
✅ অত্যন্ত গৌরবময়

২৪. কৃষকরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন কেন? (মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ)
[ক] ভূমিস্বত্ব প্রথা লোপের জন্য
[খ] পাকিস্তান সরকার গঠনের জন্য
✅ স্বাধীনতা লাভের জন্য
[ঘ] সূর্য আইন বন্ধ করার জন্য

২৫. মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতি স্বরূপ কতজন নারী বীরপ্রতীক খেতাব অর্জন করেন? (আন্তঃক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, বগুড়া)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৬. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? (সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স হাই স্কুল, ঢাকা)
[ক] নেপাল
✅ ভারত
[গ] ভুটান
[ঘ] মালদ্বীপ

২৭. জর্জ হ্যারিসন কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করে? (আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা)
✅ মুক্তিবাহিনীর পক্ষে গান গেয়ে বিশ্ব জনমত সৃষ্টি করে
[খ] সরাসরি যুদ্ধে অংশ নিয়ে
[গ] বাংলাদেশে অস্ত্র পাচার করে
[ঘ] বাঙালিদের যুদ্ধে অনুপ্রাণিত করে

২৮. বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে? (ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] মঈনুল হোসেন
✅ শিবনারায়ণ দাস
[গ] কামরুল হাসান
[ঘ] হামিদুর রহমান

২৯. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? (আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার)
✅ মঈনুল হোসেন
[খ] আজিজুল পাশা
[গ] তানভির করিম
[ঘ] নিতুন কুন্ডু

৩০. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ফুট? (পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া)
✅ ১৫০ ফুট
[খ] ১৫২ ফুট
[গ] ১৫৩ ফুট
[ঘ] ১৫৪ ফুট

৩১. জাতীয় স্মৃতিসৌধের নির্মাণকাজ সম্পন্ন হয় কত খ্রিষ্টাব্দে? (আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা)
[ক] ১৯৮০
[খ] ১৯৮১
✅ ১৯৮২
[ঘ] ১৯৮৩

৩২. অপরাজেয় বাংলা কত ফুট উঁচু? (সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়, খুলনা)
[ক] ৫
[খ] ৭
✅ ৬
[ঘ] ১০

৩৩. অপরাজেয় বাংলার স্থপতি কে? (সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স হাই স্কুল, ঢাকা)
✅ সৈয়দ আব্দুল্লাহ খালিদ
[খ] নিতুন কুন্ডু
[গ] কামরুল হাসান
[ঘ] অন্তু করিম

৩৪. মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? (এস.ভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ)
[ক] কুষ্টিয়া
✅ মেহেরপুর
[গ] যশোর
[ঘ] খুলনা

৩৫. মুজিবনগর স্মৃতিসৌধে কয়টি দেয়াল আছে? (মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ)
[ক] ২০
✅ ২৪
[গ] ৩০
[ঘ] ৩৫

৩৬. অসংখ্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয় কত তারিখে? (মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ)
[ক] ১৩ ডিসেম্বর
✅ ১৪ ডিসেম্বর
[গ] ১৫ ডিসেম্বর
[ঘ] ১৬ ডিসেম্বর

৩৭. শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? (দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল)
✅ ঢাকার মিরপুরে
[খ] ঢাকার সাভারে
[গ] ময়মনসিংহ এর ভালুকায়
[ঘ] গোপালগঞ্জে

৩৮. শিখা চিরন্তন কোথায় স্থাপিত হয়? (এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ)
[ক] জিয়া উদ্যানে
✅ সোহরাওয়ার্দী উদ্যানে
[গ] কলাবাগানে
[ঘ] ধানমন্ডিতে

৩৯. শিখা চিরন্তন কত তারিখে স্থাপিত হয় (পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া)
[ক] ২৫ মার্চ ১৯৯৭
✅ ২৬ মার্চ ১৯৯৭
[গ] ২৭ মার্চ ১৯৯৭
[ঘ] ২৮ মার্চ ১৯৯৭

৪০. কত তারিখে রায়েরবাজার বদ্ধভূমির পরিচয় পাওয়া যায়? (আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর)
✅ ১৮ ডিসেম্বর
[খ] ১৬ সেপ্টেম্বর
[গ] ১৪ জুন
[ঘ] ১২ মে

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪১. অপরাজেয় বাংলার ক্ষেত্রে মিল রয়েছে- (সকল বোর্ড - ২০১৬)
i. উচ্চতা ১২ ফুট
ii. প্রস্থ ৬ ফুট
iii. ব্যাস ৬ ফুট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৪২. ‘অপারেশন সার্চলাইট’ এর লক্ষ্য ছিল- (মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট, ঢাকা)
i. ঢাকা বিশ্ববিদ্যালয়
ii. ছাত্র সমাজ
iii. শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৩. মুজিবনগর সরকার মিশন স্থাপন করে- (ভিকারুন নিসা নূল স্কুল ও কলেজ, ঢাকা)
i. কলকাতায়
ii. ওয়াশিংটনে
iii. স্টকহোম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৪. মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন- (বি. এএফ শাহীন কলেজ, চট্টগ্রাম)
i. বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা
ii. স্কুলের ছাত্ররা
iii. কলেজের ছাত্ররা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৩

৪৫. জাতীয় স্মৃতিসৌধ বাঙালির-
 (ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়, ঢাকা)
i. অহংকার
ii. গৌরব
iii. মর্যাদার প্রতীক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৬, ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
উদয়ন সঞ্চয়ী সমিতির নির্বাচনের সময় হলেও বর্তমান কমিটির লোকেরা নির্বাচন না দিয়ে নানা বাহানা করে। সমিতির সদস্যদের চাপে নির্বাচন দিলে পরাজিত হয়ে ক্ষমতা না ছাড়ার জন্য নানা ধরনের চক্রান্ত করে।
(সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, বি-বাড়িয়া)

৪৬. আলোচ্য ঘটনার সাথে সম্পৃক্ত নির্বাচনটি কোন ঘটনার কারণে অনুষ্ঠিত হয়?
[ক] ’৫২ এর ভাষা আন্দোলন
[খ] এরশাদ বিরোধী আন্দোলন
[গ] ’৬৯ এর গণঅভ্যুত্থান
✅ ইয়াহিয়া বিরোধী আন্দোলন

৪৭. অনুচ্ছেদের সাথে ঐতিহাসিক কত সালের নির্বাচনের মিল রয়েছে?
[ক] ১৯৫৪
✅ ১৯৭০
[গ] ১৯৭৪
[ঘ] ১৯৯০

৪৮. উক্ত নির্বাচনের চেতনার ফলশ্রুতিতে বাঙালি পায়-
i. স্বাধীনতা
ii. সার্বভৌমত্ব
iii. স্বৈরতন্ত্র

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও :
তাহমিনার দাদা কালুঘাট বেতারকেন্দ্রের একজন প্রাক্তন কর্মচারী। তিনি বলেন, বাংলার এক শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গেলে এ বেতারকেন্দ্র থেকে এম এ হান্নান তা প্রচার করেন। (এইচ এমপি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ)

৪৯. তাহমিনা কোন শ্রেষ্ঠ সন্তানের নাম জানতে পারেন?
[ক] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[খ] মওলানা ভাসানী
✅ শেখ মুজিবুর রহমান
[ঘ] এ কে ফজলুল হক

৫০. অনুচ্ছেদে উল্লিখিত ঘোষণাটির প্রতি সমর্থন ও অংশগ্রহণ ছিল বাঙালি-
i. সামরিক বাহিনীর
ii. আধাসামরিক বাহিনীর
iii. বেসামরিক বাহিনীর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৭২

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫১. পাকিস্তানে গণতন্ত্র ফিরিয়ে আনার আশ্বাস দেন কে? (জ্ঞান)
[ক] আইয়ুব খান
✅ ইয়াহিয়া খান
[গ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[ঘ] টিক্কাখান

৫২. কারা ক্ষমতা ধরে রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করে? (জ্ঞান)
[ক] ভারত সরকার
✅ পাকিস্তান সরকার
[গ] ব্রিটিশ সরকার
[ঘ] পূর্ব পাকিস্তান সরকার

৫৩. কখন বাংলাদেশ শত্রুর দখলমুক্ত হয়? (জ্ঞান)
[ক] ২৫ মার্চ
[খ] ২৬ মার্চ
[গ] ১৪ ডিসেম্বর
✅ ১৬ ডিসেম্বর

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৪. ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের কারণ- (প্রয়োগ)
i. পাকিস্তানের সামরিক শাসনের বৈষম্যমূলক আচরণ
ii. পুর্ব পাকিস্তানের নেতৃবৃন্দের ওপর নিপীড়ন
iii. ক্ষমতা হস্তান্তরে গড়িমসি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 ১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচন ও পরবর্তী ঘটনাপ্রবাহ; এবং আইনগত কাঠামো আদেশ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৭২
⚛ নির্বাচন ও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দেন- ইয়াহিয়া খান।
⚛ সকল রাজনৈতিক তৎপরতার অনুমতি দেয়া হয়- ১লা জানুয়ারি ১৯৭০ খ্রিষ্টাব্দে।
⚛ নির্বাচন কমিশন গঠন করা হয়- বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বে।
⚛ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৬২টি আসনের মধ্যে পায়- ১৬০টি আসন।
⚛ ‘স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে- ছাত্রলীগ নেতারা।
⚛ বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়- ২ মার্চ।
⚛ ৩ মার্চ ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
⚛ ৫ দফা দাবিকে বলা হয়- স্বাধীনতার ইশতিহার।
⚛ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্ব অনেক- ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে।
⚛ ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনের পর অবাধ নিরপেক্ষ নির্বাচন ছিল- ১৯৭০-এর নির্বাচন।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৫. ইয়াহিয়া খান ১৯৭০ খ্রিষ্টাব্দের কত তারিখে ক্ষমতা ছাড়ার প্রতিশ্রুতি দেন? (জ্ঞান)
[ক] ২৫ মার্চ
✅ ২৬ মার্চ
[গ] ২৭ মার্চ
[ঘ] ২৮ মার্চ

৫৬. ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৬৮
[খ] ১৯৬৯
✅ ১৯৭০
[ঘ] ১৯৭১

৫৭. পাকিস্তান আমলে সকল প্রকার বিধিনিষেধ প্রত্যাহার করা হয় কত খ্রিষ্টব্দে? (জ্ঞান)
[ক] ১৯৬৭
[খ] ১৯৬৮
✅ ১৯৭০
[ঘ] ১৯৭১

৫৮. ১৯৭০ খ্রিষ্টাব্দের কত তারিখে জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ২ নভেম্বর
[খ] ৭ নভেম্বরর
✅ ৭ ডিসেম্বর
[ঘ] ১৭ ডিসেম্বর

৫৯. পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন হয় কত তারিখে? (জ্ঞান)
✅ ১৭ ডিসেম্বর
[খ] ১৮ ডিসেম্বর
[গ] ১৯ ডিসেম্বর
[ঘ] ২০ ডিসেম্বর

৬০. পশ্চিম পাকিস্তানের ইউনিট ভেঙ্গে সাবেক প্রদেশগুলো পুনঃপ্রতিষ্ঠা করার কথা বলা হয় কত তারিখে? (অনুধাবন)
✅ ১ জুলাই
[খ] ৩ জুলাই
[গ] ১ জুন
[ঘ] ৩ জুন

৬১. ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৭ জানুয়ারি কোন নির্বাচন অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ প্রাদেশিক নির্বাচন
[খ] সামরিক নির্বাচন
[গ] সংসদ নির্বাচন
[ঘ] ইউনিয়ন নির্বাচন

৬২. পাকিস্তানের জাতীয় পরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? (জ্ঞান)
[ক] ৩০০
[খ] ৩১২
✅ ৩১৩
[ঘ] ৩২০

৬৩. আইনগত কাঠামো আদেশে ৫টি প্রাদেশিক পরিষদের জন্য কতজন সদস্যদের কথা বলা হয়? (জ্ঞান)
[ক] ৬১৬
[খ] ৬২০
✅ ৬২১
[ঘ] ৬২২

৬৪. ১৯৭০ খ্রিষ্টাব্দের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের মহিলা আসন ছিল কতটি? (জ্ঞান)
✅ ৭
[খ] ৮
[গ] ৯
[ঘ] ১০

৬৫. ১৯৭০ খ্রিষ্টাব্দের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের মোট আসন সংখ্যা ছিল কত? (জ্ঞান)
[ক] ১৬২
✅ ১৬৯
[গ] ৩০০
[ঘ] ৩১৩

৬৬. ১৯৭০ খ্রিষ্টাব্দের প্রাদেশিক পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের সাধারণ আসন ছিল কত? (জ্ঞান)
[ক] ১৬২
[খ] ১৬৯
✅ ৩০০
[ঘ] ৩১৩

৬৭. পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের মহিলা আসন ছিল কতটি? (জ্ঞান)
[ক] ৫০
[খ] ৩০
[গ] ২০
✅ ১০

৬৮. ১৯৭০ খ্রিষ্টাব্দের প্রাদেশিক পরিষদ নির্বাচনে পাঞ্জাবের মোট আসন ছিল কতটি? (জ্ঞান)
[ক] ১৮৫
✅ ১৮৬
[গ] ১৮৭
[ঘ] ১৮৮

৬৯. পাকিস্তানের জাতীয় পরিষদে মহিলা আসন সংখ্যা কতটি ছিল? (জ্ঞান)
[ক] ১০
[খ] ১২
✅ ১৩
[ঘ] ১৪

৭০. ১৯৭০ খ্রিষ্টাব্দে ভোটের কোন নীতি গ্রহণ করা হয়? (জ্ঞান)
[ক] এক ব্যক্তি দুই ভোট
✅ এক ব্যক্তি এক ভোট
[গ] এক ব্যক্তি তিন ভোট
[ঘ] এক ব্যক্তি একাধিক ভোট

৭১. ইয়াহিয়া খানের ঘোষণা অনুযায়ী ১৯৭০ খ্রিষ্টাব্দের কোন মাসে ভোটার তালিকা তৈরি হবে বলে বলা হয়? (জ্ঞান)
[ক] মে
✅ জুন
[গ] জুলাই
[ঘ] আগস্ট

৭২. জাতীয় পরিষদের অধিবেশন কতদিন ধার্য করা হয়? (অনূধাবন)
[ক] ১১০
✅ ১২০
[গ] ১২২
[ঘ] ১৩০

৭৩. আইনগত কাঠামো আদেশের কত নং ধারায় সংবিধানের মূল ছয়টি নীতি বেঁধে দেয়ার কথা বলা হয়? (জ্ঞান)
[ক] ১৫
✅ ২০
[গ] ২৫
[ঘ] ৩০

৭৪. আইনগত কাঠামো আদেশ জারি করেন কে? (জ্ঞান)
[ক] আইয়ুব খান
[খ] মোনায়েম খান
[গ] নাজিমুদ্দিন
✅ ইয়াহিয়া খান

৭৫. ইয়াহিয়া খানের ঘোষণা অনুযায়ী কত খ্রিষ্টাব্দে নির্বাচন কমিশন গঠন করা হয়? (জ্ঞান)
✅ ১৯৬৯
[খ] ১৯৭০
[গ] ১৯৭২
[ঘ] ১৯৭৩

৭৬. বিচারপতি আব্দুস সাত্তার কোথাকার বিচারপতি ছিলেন? (জ্ঞান)
✅ সুপ্রিম কোর্ট
[খ] হাইকোর্ট
[গ] জজকোর্ট
[ঘ] সাধারণ কোর্ট

৭৭. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনের জন্য কার নেতৃত্বে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়? (জ্ঞান)
[ক] বিচারপতি সাহাবুদ্দিন
✅ আব্দুস সাত্তার
[গ] হাবিবুর রহমান
[ঘ] বিচারপতি সায়েস

৭৮. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনের জন্য সর্বজনীন ভোটার তালিকা প্রস্তুত করা হয় কার নেতৃত্বে? (জ্ঞান)
[ক] আব্দুল জলিল
[খ] হাবিবুর রহমান
[গ] এম.এ সায়েম
✅ আবদুস সাত্তার

৭৯. ১৯৬৯ খ্রিষ্টাব্দের নির্বাচনে পূর্ব পাকিস্তানের ভোটার সংখ্যা কত ছিল? (জ্ঞান)
[ক] ৩, ১২, ১৪, ৯২৮
[খ] ৩, ১২, ১৪, ৯৩০
[গ] ৩, ১২, ১৪, ৯৩৩
✅ ৩, ১২, ১৪, ৯৩৫

৮০. ১৯৬৯ খ্রিষ্টাব্দের নির্বাচনে পশ্চিম পাকিস্তানের ভোটার সংখ্যা কত ছিল? (জ্ঞান)
✅ ২, ৫২, ০৬, ২৬৩
[খ] ২, ৫২, ০৬, ২৬৪
[গ] ২, ৫২, ০৬, ২৬৫
[ঘ] ২, ৫২, ০৬, ২৬৭

৮১. কে এককভাবে নির্বাচনের ঘোষণা দেন? (জ্ঞান)
✅ শেখ মুজিবুর রহমান
[খ] এম এ সাত্তার
[গ] ইয়াহিয়া খান
[ঘ] টিক্কা খান

৮২. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে রাজনৈতিক দলগুলো পৃথকভাবে প্রার্থী মনোনীত করে কেন? (অনুধাবন)
[ক] মুসলিম লীগ এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায়
✅ আওয়ামী লীগ এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায়
[গ] জোটগত নির্বাচন করতে সরকারি বিধিনিষেধ থাকায়
[ঘ] কোনো দল উদ্দেশ্য নিয়ে ঐকমত্যে আসতে না পারায়

৮৩. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে মোট কতজন প্রার্থী নির্বাচনে অংশ নেন? (জ্ঞান)
[ক] ৭০০
✅ ৭৮১
[গ] ৭৮২
[ঘ] ৭৮৩

৮৪. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা কত ছিল? (জ্ঞান)
[ক] ১৬০
✅ ১৬২
[গ] ১৬৪
[ঘ] ১৬৫

৮৫. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে জামায়াতে ইসলামী পাকিস্তানের কতজন প্রার্থী ছিল? (জ্ঞান)
[ক] ৬৭
[খ] ৬৮
✅ ৬৯
[ঘ] ৭০

৮৬. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামী লীগ আসন পেয়েছিল কতটি? (জ্ঞান)
[ক] ১৫০
[খ] ১৫৫
✅ ১৬০
[ঘ] ১৮০

৮৭. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মহিলা আসন পেয়েছিল কতটি? (জ্ঞান)
✅ ৭
[খ] ৮
[গ] ৯
[ঘ] ১০

৮৮. ১৯৭০ খ্রিষ্টাব্দের জাতীয় পরিষদের সদস্যদের কী নামে অভিহিত করা হতো? (জ্ঞান)
✅ এমএনএ
[খ] এমপি
[গ] এমএন
[ঘ] এসও

৮৯. ১৯৭০ খ্রিষ্টাব্দের প্রাদেশিক পরিষদের সদস্যদের কী বলা হতো? (জ্ঞান)
[ক] এমএনএ
✅ এমপিএ
[গ] এম এন
[ঘ] এমও

৯০. ১৯৭০ খ্রিষ্টাব্দের ভোটের ফলাফলে আওয়ামী লীগ জাতীয় পরিষদে শতকরা কত ভাগ ভোট পায়? (জ্ঞান)
[ক] ৭০.৭১%
[খ] ৭৪.১০%
✅ ৭৫.১০%
[ঘ] ৮০.১%

৯১. ১৯৭০ খ্রিষ্টাব্দে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কত ভাগ ভোট পায়? (জ্ঞান)
✅ ৭০.৪৮%
[খ] ৭০.৫০%
[গ] ৭০.৬০%
[ঘ] ৭০.৭০%

৯২. কে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে গড়িমসি করেন? (জ্ঞান)
[ক] এম এ সাত্তার
[খ] টিক্কা খান
✅ ইয়াহিয়া খান
[ঘ] ইসকান্দার মির্জা

৯৩. জাতীয় পরিষদের অধিবেশন কে স্থগিত ঘোষণা করেন? (জ্ঞান)
[ক] জুলফিকার আলী ভুট্টো
[খ] টিক্কা খান
[গ] ফজলুল হক
✅ ইয়াহিয়া খান

৯৪. কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়? (জ্ঞান)
✅ ১ মার্চ, ১৯৭১
[খ] ১ মে, ১৯৭০
[গ] ১ জুলাই, ১৯৭১
[ঘ] ১ আগষ্ট, ১৯৭০

৯৫. স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কত খ্রিষ্টাব্দে? (অনুধাবন)
✅ ১ মার্চ ১৯৭০
[খ] ২ মার্চ ১৯৭০
[গ] ৩ মার্চ ১৯৭০
[ঘ] ৪ মার্চ ১৯৭০

৯৬. ২ মার্চ ১৯৭০ খ্রিষ্টাব্দে দেশব্যাপী ধর্মঘট আহবান করেন কারা? (জ্ঞান)
[ক] গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ
[খ] ছাত্র সংগ্রাম পরিষদ
✅ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ
[ঘ] সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ

৯৭. কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? (জ্ঞান)
[ক] ১ মার্চ
✅ ২ মার্চ
[গ] ৩ মার্চ
[ঘ] ৪ মার্চ

৯৮. ১৯৭০ খ্রিষ্টাব্দের ৩ মার্চ ছাত্রলীগ কোথায় বিক্ষোভ সমাবেশ করে? (জ্ঞান)
✅ পল্টন ময়দানে
[খ] চন্দ্রিমা উদ্যানে
[গ] জিয়া উদ্যানে
[ঘ] মুজিবনগরে

৯৯. ছাত্রলীগের ৫ দফা কী নামে পরিচিত ছিল? (জ্ঞান)
[ক] মুক্তি সংগ্রাম
✅ স্বাধীনতার ইশতেহার
[গ] মুক্তির সনদ
[ঘ] বাংলা প্যাক্ট

১০০. কে বাঙালির অবিসংবাদিত নেতা ছিলেন? (জ্ঞান)
[ক] মওলানা ভাসানী
[খ] আতাউল উসমানী
[গ] শেরে বাংলা ফজলুল হক
✅ শেখ মুজিবুর রহমান

১০১. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনের পর সবচেয়ে বেশি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ছিল কোনটি? (জ্ঞান)
[ক] ৫৮’র নির্বাচন
[খ] ৬২’র নির্বাচন
[গ] ৬৮’র নির্বাচন
✅ ৭০’র নির্বাচন

১০২. জারিফের পিতা জারিফকে বলল, বাংলাদেশ সৃষ্টির পূর্বে একটি নির্বাচন হয়েছিল, যেটি ছিল সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এখানে কত সালের নির্বাচনের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] ১৯৫৪
[খ] ১৯৬৬
[গ] ১৯৬৯
✅ ১৯৭০

১০৩. বাঙালি স্বাতন্ত্র্যবাদের বিজয় ঘটে কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৬৭
[খ] ১৯৬৮
[গ] ১৯৬৯
✅ ১৯৭০

১০৪. কত খ্রিষ্টাব্দের নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশের অভ্যুদয় ঘটে? (জ্ঞান)
✅ ১৯৭০
[খ] ১৯৭১
[গ] ১৯৭৩
[ঘ] ১৯৭৪

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৫. ১৯৭০ খ্রিষ্টাব্দের আইনগত কাঠামো আদেশের অন্তর্ভুক্ত ছিল- (অনুধাবন)
i. জুন মাসের মধ্যে ভোটার তালিকা তৈরি
ii. জাতীয় পরিষদের প্রতিনিধি হবে মোট ৩১৩ জন
iii. প্রাদেশিক পরিষদের মোট সদস্য হবে ৬২১ জন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৬. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে অংশগ্রহণকারী দল হচ্ছে- (অনুধাবন)
i. জামায়াত-ই-ইসলামী পাকিস্তান
ii. নেজামে ইসলাম
iii. পাকিস্তান মুসলিম লীগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৭. ১৯৪৭ খ্রিষ্টাব্দের পর থেকে বাঙালি জাতির স্বাতন্ত্র্যের দাবি ছিল- (অনুধাবন)
i. ভাষায়
ii. সংস্কৃতিতে
iii. সাহিত্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৭৫
⚛ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল- জাতির জন্য সুস্পষ্ট নির্দেশনা।
⚛ ৭ মার্চের ভাষণ অনুষ্ঠিত হয়- তৎকালীন রেসকোর্স ময়দানে।
⚛ ৭ মার্চের ভাষণ শুনতে পাই- ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।
⚛ বাঙালিকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণীত করে- ৭ মার্চের ভাষণ।
⚛ এদেশে ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়- ২৩ মার্চ।
⚛ ৭ মার্চের ভাষণের মূল বিষয় ছিল- ৪টি।
⚛ বাঙালির উপর চরম আঘাত নেমে আসে- ২৫ মার্চ মধ্যরাতে।
⚛ ২৫ মার্চের অভিযানের নাম দেয়া হয়- অপারেশন সার্চ লাইট।
⚛ ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ঘোষণা দেন- স্বাধীনতার।
⚛ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন- মেজর জিয়াউর রহমান।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৮. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল বিষয় ছিল কয়টি? (জ্ঞান)
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬

১০৯. নিচে একটি জনসভার চিত্র রয়েছে। এটি আমাদের কোন ঘটনা মনে করিয়ে দেয়? (প্রয়োগ)
[ক] ভাষা আন্দোলন
[খ] যুক্তফ্রন্ট নির্বাচন
[গ] ছয় দফা আন্দোলন
✅ ৭ মার্চের ভাষণ

১১০. সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এখনও অনেক বক্তৃতা শোনা যায়। কিন্তু সেই নেতার কণ্ঠ আর শোনা যায় না। এখানে কোন নেতার কণ্ঠের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[খ] এ. কে ফজলুল হক
[গ] মওলানা ভাসানী
✅ শেখ মুজিবুর রহমান

১১১. “মনে রাখবেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।”-উক্তিটি কার? (জ্ঞান)
✅ শেখ মুজিবুর রহমানের
[খ] এ. কে. ফজলুল হকের
[গ] আইয়ুব খানের
[ঘ] ইয়াহিয়া খানের

১১২. ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হয়? (জ্ঞান)
[ক] জনকণ্ঠ
✅ বজ্রকণ্ঠ
[গ] জনতার কণ্ঠ
[ঘ] মুক্তকণ্ঠ

১১৩. ৭ মার্চের পরবর্তী সময়ে ইয়াহিয়া খান কাকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করেন? (জ্ঞান)
[ক] নুরুল আমিনকে
[খ] আইয়ুব খানকে
✅ টিক্কা খানকে
[ঘ] মীর্জা খানকে

১১৪. সত্তরের নির্বাচন পরবর্তীতে কত তারিখে সরকার সামরিক আদেশ জারি করে কর্মকর্তা কর্মচারীকে কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেন? (জ্ঞান)
[ক] ৮ মার্চ
[খ] ৯ মার্চ
✅ ১০ মার্চ
[ঘ] ১২ মার্চ

১১৫. ১৯৭১ খ্রিষ্টাব্দের কত তারিখে সামরিক আইন জারি করা হয়? (জ্ঞান)
✅ ১৩ মার্চ
[খ] ১৪ মার্চ
[গ] ১৫ মার্চ
[ঘ] ১৬ মার্চ

১১৬. ৩৫ দফাভিত্তিক দাবিনামা জারি করেন কে? (জ্ঞান)
[ক] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[খ] মওলানা ভাসানী
✅ শেখ মুজিবুর রহমান
[ঘ] এ কে ফজুলল হক

১১৭. কত তারিখে ইয়াহিয়া খান রাজনৈতিক সমস্যা আলোচনার প্রস্তাব নিয়ে ঢাকায় আসেন? (জ্ঞান)
[ক] ১২ মার্চ
[খ] ১৩ মার্চ
✅ ১৫ মার্চ
[ঘ] ১৬ মার্চ

১১৮. ইয়াহিয়া-মুজিব আলোচনা শুরু হয় ১৯৭১ খ্রিষ্টাব্দের কত তারিখে? (জ্ঞান)
[ক] ১৪ মাচ
[খ] ১৫ মার্চ
✅ ১৬ মার্চ
[ঘ] ১৭ মার্চ

১১৯. ইয়াহিয়া-মুজিব আলোচনায় অংশ নিতে জুলফিকার আলী ভুট্টো কত তারিখে ঢাকায় আসেন? (জ্ঞান)
[ক] ২০ মার্চ
✅ ২২ মার্চ
[গ] ২৪ মার্চ
[ঘ] ২৫ মার্চ

১২০. কত তারিখে পাকিস্তান সৈন্যরা জয়দেবপুরে নিরীহ মানুষের ওপর হামলা চালায়? (জ্ঞান)
[ক] ১৭ মার্চ
[খ] ১৮ মার্চ
✅ ১৯ মার্চ
[ঘ] ২০ মার্চ

১২১. ১৯৭১ খ্রিষ্টাব্দের ২২ মার্চ হঠাৎ জুলফিকার আলী ভুট্টো ঢাকা আসেন কেন? (অনুধাবন)
[ক] শিক্ষা সম্মেলনে অংশ নিতে
✅ আলোচনায় অংশ নিতে
[গ] পরিস্থিতি পর্যবেক্ষণ করতে
[ঘ] পূর্ব পাকিস্তানের অভাব-অভিযোগ জানতে

১২২. পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস কত তারিখে? (জ্ঞান)
[ক] ২০ মার্চ
[খ] ২১ মার্চ
[গ] ২২ মার্চ
✅ ২৩ মার্চ

১২৩. ১৯৭১ খ্রিষ্টাব্দে ইয়াহিয়া খান গোপনে ঢাকা ছাড়েন কত তারিখে? (জ্ঞান)
[ক] ১৫ মার্চ
✅ ২৫ মার্চ
[গ] ২৬ মার্চ
[ঘ] ২৭ মার্চ

১২৪. পাকিস্তান সামরিক বাহিনীকে নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালানোর জন্য নির্দেশ দেন কে? (জ্ঞান)
[ক] আইয়ুব খান
✅ ইয়াহিয়া খান
[গ] টিক্কা খান
[ঘ] নুরুল আমিন

১২৫. অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৬৯
[খ] ১৯৭০ 
✅ ১৯৭১
[ঘ] ১৯৭২

১২৬. বাঙালিদের ওপর হত্যাকাণ্ডের নীলনকশা তৈরি করা হয় ১৯৭১ খ্রিষ্টাব্দের কত তারিখে? (জ্ঞান)
[ক] ১৫ মার্চ
✅ ১৭ মার্চ
[গ] ১৮ মার্চ
[ঘ] ১৯ মার্চ

১২৭. অপারেশন সার্চলাইট পরিচালনার নীলনকশা তৈরি করেন কে? (জ্ঞান)
[ক] টিক্কা খান ও ইয়াহিয়া খান
✅ টিক্কা খান ও রাও ফরমান আলী
[গ] ভুট্টো ও মেজর ডালিম
[ঘ] টিক্কা খান ও মেজর ডালিম

১২৮. পূর্ববাংলায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি নিরস্ত্রীকরণ শুরু হয় কত তারিখ থেকে? (জ্ঞান)
[ক] ১৮ মার্চ
✅ ১৯ মার্চ
[গ] ২১ মার্চ
[ঘ] ২৩ মার্চ

১২৯. জয়দেবপুরে সংঘর্ষ বাধে কেন? (অনুধাবন)
✅ বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণের জন্য
[খ] গণহত্যা ও নির্যাতনের জন্য
[গ] অপারেশন সার্চলাইটের জন্য
[ঘ] অপারেশন পুলিশ ক্যাম্পের জন্য

১৩০. ‘পি.আই.এ ফ্লাইট বোয়িং’ কোন দেশের বিমানের নাম? (অনুধাবন)
✅ পশ্চিম পাকিস্তানের
[খ] ভারতের
[গ] চীনের
[ঘ] ইরাকের

১৩১. ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৪ মার্চ কোন জাহাজ থেকে অস্ত্র খালাস করা শুরু হয়? (জ্ঞান)
[ক] এম.ভি হাজারী
✅ এম.ভি সোয়াত
[গ] এম.ভি সৈকত
[ঘ] এম.ভি নৌ-গ্রাউন্ড

১৩২. ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চে কাকে ঢাকা শহরের দায়িত্ব দেয়া হয়? (জ্ঞান)
[ক] জেনারেল পীরজাদা
[খ] জেনারেল ওমর
[গ] জেনারেল টিক্কা খান
✅ জেনারেল রাও ফরমান আলী

১৩৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় কত তারিখে? (জ্ঞান)
[ক] ২৪ মার্চ
[খ] ২৫ মার্চ
✅ ২৬ মার্চ
[ঘ] ২৭ মার্চ

১৩৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কত তারিখে? (জ্ঞান)
[ক] ২৪ মার্চ
[খ] ২৫ মার্চ
✅ ২৬ মার্চ
[ঘ] ২৭ মে

১৩৫. আমরা স্বাধীনতা দিবস কত তারিখে পালন করি? (জ্ঞান)
✅ ২৬ মার্চ
[খ] ২৫ মার্চ
[গ] ১৬ মার্চ
[ঘ] ২৫ এপ্রিল

১৩৬. বঙ্গবন্ধুর সারা জীবনের কর্মকাণ্ডের মূল লক্ষ্য কী ছিল? (উচ্চতর দক্ষতা)
[ক] বাংলাদেশের প্রধান হওয়া
[খ] ভারতের প্রতি আনুগত্য
[গ] পাকিস্তানের প্রতি বিদ্বেষী
✅ বাঙালি জাতির মুক্তি

১৩৭. স্বাধীনতা ঘোষণাটি বঙ্গবন্ধু ইংরেজিতে দেন কেন? (অনুধাবন)
[ক] দেশের শিক্ষিত সমাজ যেন বুঝতে পারে
[খ] পশ্চিম পাকিস্তানিরা যেন বুঝতে পারে
✅ বিশ্ববাসী যেন বুঝতে পারে
[ঘ] সাধারণ মানুষ যেন বুঝতে না পারে

১৩৮. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কোন বেতার কেন্দ্র থেকে? (জ্ঞান)
[ক] ঢাকা বেতার কেন্দ্র
[খ] খুলনা বেতার কেন্দ্র
✅ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র
[ঘ] রাজশাহী বেতার কেন্দ্র

১৩৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? (জ্ঞান)
[ক] সৈয়দ নজরুল ইসলাম
✅ মেজর জিয়াউর রহমান
[গ] খন্দকার মোশতাক আহমদ
[ঘ] তাজউদ্দিন আহমদ

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪০. জেনারেল ইয়াহিয়া খানের সামরিক উপদেষ্টা ছিলেন- (অনুধাবন)
i. হামিদ খান
ii. টিক্কা খান
iii. পীরজাদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪১. ১৯৭১ খ্রিষ্টাব্দে গণহত্যার দায়িত্বে ছিল যারা- (অনুধাবন)
i. টিক্কা খান
ii. রাও ফরমান আলী
iii. ফজলুল হক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪২. পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ চালায়- (অনুধাবন)
i. রাজারবাগ পুলিশ লাইনে
ii. কলকাতার বিভিন্ন স্থানে
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৩. পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে যে কারণে- (অনুধাবন)
i. বঙ্গবন্ধুর নির্দেশে
ii. বাংলাদেশকে শত্রুমুক্ত করার জন্য
iii. স্বাধীনতা অর্জনের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৪. ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ রাতে গণহত্যা চলেছিল- (প্রয়োগ)
i. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ii. পুরনো ঢাকায়
iii. মিরপুরে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৫. পাকিস্তানের সেনাদের সঙ্গে লড়াই করে- (অনুধাবন)
i. বাঙালি পুলিশ
ii. আনসার
iii. সাধারণ মানুষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৬. স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের সকল স্থানে প্রচার করা হয়- (অনুধাবন)
i. টেলিগ্রামের মাধ্যমে
ii. টেলিপ্রিন্টারের মাধ্যমে
iii. ইপিআর এর ট্রান্সমিটারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৭. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার প্রতি সমর্থন ও অংশগ্রহণ করেন বাঙালি- (অনুধাবন)
i. সামরিক বাহিনী
ii. আধাসামরিক বাহিনী
iii. স্বাধীনতাকামী জনগণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৮ ও ১৪৯ নং প্রশ্নের উত্তর দাও :
অরুনা তার বান্ধবীদের সাথে সোহরাওয়ার্দী উদ্যানের মাঝে স্থাপিত একটি যাদুঘরে গিয়ে জানতে পারল যে, এই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দিকনির্দেশনা দিয়েছিলেন।

১৪৮. অরুনা কোন ঘটনা সম্পর্কে জানতে পারল? (প্রয়োগ)
[ক] ভাষা আন্দোলন
[খ] গণঅভ্যুত্থান
[গ] আগরতলা মামলা
✅ ৭ মার্চের ভাষণ

১৪৯. উক্ত ঘটনা সম্পর্কে সঠিক তথ্যসমূহ হলো- (উচ্চতর দক্ষতা)
i. জাতির জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা
ii. বাঙালি স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত হয়
iii. সারাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫০ ও ১৫১ নং প্রশ্নের উত্তর দাও :
ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত একটি সামরিক পরিবারের ছেলে রাব্বি। এক গ্রীষ্মের ছুটিতে সে দাদা বাড়িতে ঘুরতে যায়। কিন্তু দশ মাসেও তার আর ফেরা হয় না। দশ মাস পর ঢাকায় এসে সে জানতে পারে এক রাতে পরিবারের সবাই নিহত হয়েছে।

১৫০. অনুচ্ছেদে বর্ণিত রাত কোন তারিখকে নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] ১৯ মার্চ
✅ ২৫ মার্চ
[গ] ২৬ মার্চ
[ঘ] ১৪ ডিসেম্বর

১৫১. উক্ত রাত্রির ঘটনার ফলে- (উচ্চতর দক্ষতা)
i. বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন
ii. বাঙালি যুদ্ধের প্রস্তুতি নেয়
iii. শুরু হয় অসম লড়াই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার) গঠন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৭৮
⚛ বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়- ১০ এপ্রিল ১৯৭১।
⚛ অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে- ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়।
⚛ অস্থায়ী সরকার পরিচিত হয়- মুজিবনগর সরকার নামে।
⚛ অস্থায়ী সরকারের সদরদপ্তর ছিল- ৮নং থিয়েটার রোড।
⚛ মুক্তিযুদ্ধে সেক্টর ছিল- ১১টি।
⚛ মুজিবনগর সরকারের ফোর্স ছিল- ৩টি।
⚛ অসীম সাহস নিয়ে প্রতিরোধ গড়ে তোলে- ইপিআর ও পুলিশ বাহিনী।
⚛ আল-বদর বাহিনীর প্রধান দায়িত্ব ছিল- বাঙালি বুদ্ধিজীবি হত্যা।
⚛ ‘পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিনেন্স’ জারি করেন- টিক্কা খান।
⚛ তীব্র হিন্দু বিদ্বেষী ছিল- পাকিস্তানি শাসকগোষ্ঠি।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫২. মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কী গঠিত হয়? (জ্ঞান)
[ক] ভারত সরকারের আমন্ত্রণে
✅ পাক বাহিনীর হামলা থেকে রক্ষা পেতে
[গ] সোভিয়েত ইউনিয়নের পরামর্শে
[ঘ] শেখ মুজিবুর রহমানের নির্দেশে

১৫৩. ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কোথায় শপথ গ্রহণ করেন? (জ্ঞান)
[ক] কলকাতায়
[খ] যশোরের নওয়াপাড়ায়
[গ] খুলনার খালিশপুরে
✅ মেহেরপুরের বৈদ্যনাথতলায়

১৫৪. মুজিবনগর এর পূর্বনাম কী ছিল? (জ্ঞান)
✅ বৈদ্যনাথতলা
[খ] মেহেরপুর
[গ] নবাবগঞ্জ
[ঘ] কুষ্টিয়া

১৫৫. ১৯৭১ খ্রিষ্টাব্দের ১০ এপ্রিল গঠিত বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম কী ছিল? (জ্ঞান)
✅ মুজিবনগর সরকার
[খ] মেহেরপুর সরকার
[গ] তাজউদ্দিন সরকার
[ঘ] ভবেরপাড়া সরকার

১৫৬. ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিল গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন)
[ক] বাংলাদেশ সরকার গঠিত হওয়ায়
[খ] বাংলাদেশ স্বাধীন হওয়ায়
✅ বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করায়
[ঘ] যশোর শত্রুমুক্ত হওয়ায়

১৫৭. মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবেরপাড়ায় গিয়ে রাকিব হাসানের একটি ঐতিহাসিক ঘটনা মনে পড়ে যায়। রাকিব হাসানের কোন ঘটনা মনে পড়ে যায়? (প্রয়োগ)
✅ মুজিবনগর সরকার গঠন
[খ] ৭০’র নির্বাচন
[গ] ৬৯’র গণঅভ্যুত্থান
[ঘ] ৬৬’র ছয় দফা দাবি

১৫৮. পরবর্তীতে মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থানান্তরিত করা হয়? (জ্ঞান)
[ক] দিল্লিতে
[খ] ঢাকায়
✅ কলকাতায়
[ঘ] চট্টগ্রামে

১৫৯. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? (জ্ঞান)
✅ শেখ মুজিবুর রহমান
[খ] মনসুর আলী
[গ] সৈয়দ নজরুল ইসলাম
[ঘ] তাজউদ্দিন

১৬০. মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? (জ্ঞান)
✅ এএইচএম কামরুজ্জামান
[খ] এ কে খন্দকার
[গ] আবদুর রব
[ঘ] এম. মনুসর আলী

১৬১. মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন? (জ্ঞান)
[ক] লে. কর্নেল আবদুর রব
[খ] আ. স. ম. আব্দুর রব
✅ কর্নেল ওসমানী
[ঘ] এ কে খন্দকার

১৬২. মুজিবনগর সরকারের প্রধান চিফ অব স্টাফ কে ছিলেন? (জ্ঞান)
✅ লে. কর্নেল আবদুর রব
[খ] এ. কে. খন্দকার
[গ] এম. এ. জি ওসমানী
[ঘ] তাজউদ্দিন আহমদ

১৬৩. বাংলাদেশের অস্থায়ী সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল? (জ্ঞান)
[ক] ১০
[খ] ১১
✅ ১২
[ঘ] ১৩

১৬৪. মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কীভাবে? (অনুধাবন)
[ক] বাঙালি বুদ্ধিজীবীদের নিয়ে
✅ ১৯৭০-এর নির্বাচিত সদস্যদের নিয়ে
[গ] শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠদের নিয়ে
[ঘ] সকল বাহিনী নিয়ে

১৬৫. শামীমের বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার। শামীম গর্ব করে, তার বাবা জীবনবাজি রেখে বাংলাদেশ স্বাধীন করেছেন। শামীমের বাবা কোন বাহিনীর সদস্য? (প্রয়োগ)
[ক] হানাদার বাহিনী
✅ মুক্তিবাহিনী
[গ] আলবদর বাহিনী
[ঘ] আল শামশ বাহিনী

১৬৬. মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করেন কে? (জ্ঞান)
✅ আবু সাঈদ
[খ] খন্দকার মোস্তাক
[গ] লে. কর্নেল আবদুর রব
[ঘ] আ. স. ম. আব্দুর রব

১৬৭. পূর্ব পাকিস্তানে আন্দোলন-সংগ্রামের পিছনে কাদের হাত রয়েছে বলে পাকিস্তানি শাসকগোষ্ঠী বিশ্বাস করত? (জ্ঞান)
✅ হিন্দু সম্প্রদায়
[খ] মুসলিম সম্প্রদায়
[গ] খ্রিষ্টান সম্প্রদায়
[ঘ] বৌদ্ধ সম্প্রদায়

১৬৮. ১০ এপ্রিল সরকার কতটি জোনে বাংলাদেশ ভাগ করেন? (জ্ঞান)
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬

১৬৯. মুক্তিযুদ্ধে প্রথম অবস্থায় সেক্টর কমান্ডার ছিল কত জন? (জ্ঞান)
[ক] ৩
✅ ৪
[গ] ৬
[ঘ] ৯

১৭০. ১৯৭১ খ্রিষ্টাব্দের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় কত তারিখে? (জ্ঞান)
[ক] ১০ এপ্রিল
✅ ১১ এপ্রিল
[গ] ১২ এপ্রিল
[ঘ] ১৭ এপ্রিল

১৭১. মুক্তিযুদ্ধে কয়টি ব্রিগেড ফোর্স ছিল? (জ্ঞান)
✅ ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ১১

১৭২. পূর্বপাকিস্তানের আন্দোলন সংগ্রামের পেছনে কাদের ইন্ধন আছে বলে পাকিস্তান শাসকগোষ্ঠী বিশ্বাস করত? (জ্ঞান)
[ক] মালদ্বীপ
[খ] মায়ানমার
[গ] নেপাল
✅ ভারত

১৭৩. কাদেরিয়া বাহিনী গড়ে উঠেছিল কোথায়? (জ্ঞান)
✅ টাঙ্গাইলে
[খ] ঢাকায়
[গ] আগরতলায়
[ঘ] যশোরে

১৭৪. কাদেরিয়া বাহিনী গঠন করেছিলেন কে? (জ্ঞান)
[ক] আ. কাদের
[খ] ফজলুল কাদের
✅ কাদের সিদ্দিকী
[ঘ] কর্নেল ওসমানী

১৭৫. মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীর প্রধান দায়িত্ব কী ছিল? (জ্ঞান)
[ক] শান্তি কমিটি গঠন
[খ] যুদ্ধ থামানো
✅ বুদ্ধিজীবী হত্যা
[ঘ] অর্ডিন্যান্স জারি

১৭৬. পাকিস্তান সামরিক বাহিনী ধ্বংসলীলায় মেতে ওঠে কবে থেকে? (জ্ঞান)
[ক] ২৫ মার্চ
✅ ২৬ মার্চ
[গ] ২৭ মার্চ
[ঘ] ২৮ মার্চ

১৭৭. ২৫ মার্চ ১৯৭১ খ্রিষ্টাব্দে পাকিস্তান বাহিনী ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে যায় কোন সময়ে? (জ্ঞান)
✅ রাত সাড়ে এগারোটায়
[খ] রাত বারোটায়
[গ] সকাল সাড়ে এগারোটায়
[ঘ] সকাল ছয়টায়

১৭৮. সাধারণ জনতা ঢাকার রাজপথে ব্যারিকেড দেয় কেন? (অনুধাবন)
[ক] নেতৃত্বের অভাবে
[খ] প্রতিরোধের জন্য
✅ গণহত্যা বন্ধ করার জন্য
[ঘ] আত্মরক্ষার জন্য

১৭৯. ইপিআর ও পুলিশ বাহিনী কীভাবে প্রতিরোধ গড়ে তোলে? (অনুধাবন)
✅ অসীম সাহস নিয়ে
[খ] পাকহানাদার বাহিনীর সহায়তায়
[গ] পাকিস্তান সামরিক বাহিনীর নির্যাতন রোধ
[ঘ] সামরিক বেসামারিক প্রশাসন পরিচালনার মাধ্যমে

১৮০. পাকিস্তানি শাসকদের মতে পাকিস্তানের অখণ্ডতার প্রতি হুমকির কারণ কারা? (অনুধাবন)
[ক] মুসলমানরা
[খ] খ্রিষ্টানরা
✅ হিন্দুরা
[ঘ] ইহুদিরা

১৮১. পাকিস্তানি সেনাবাহিনীর হিন্দু বিদ্বেষী দৃষ্টিভঙ্গি কী প্রমাণ করে? (উচ্চতর দক্ষতা)
[ক] অসাম্প্রদায়িকতা
✅ সাম্প্রদায়িকতা
[গ] স্বদেশপ্রেমী মনোভাব
[ঘ] জাতি বিদ্বেষী মনোভাব

১৮২. পাকিস্তানের মতে বাঙালি হিন্দুদের পেছনে কার হাত ছিল? (জ্ঞান)
[ক] মিয়ানমারের
✅ ভারতের
[গ] বাংলাদেশের
[ঘ] নেপালের

১৮৩. অসহায় নগরবাসী আত্মরক্ষার সুযোগ পায়নি কেন? (অনুধাবন)
✅ অতর্কিত আক্রমণের ফলে
[খ] ভয়ে
[গ] নির্যাতনের ফলে
[ঘ] প্রতিরোধ ভেঙে ফেলায়

১৮৪. ঢাকা বিশ্ববিদ্যালয় পাক বাহিনীর রোষানলে পড়ে কেন? (অনুধাবন)
[ক] দেশদ্রোহী অপরাধের জন্য
✅ সরকারবিরোধী আন্দোলনের জন্য
[গ] হিন্দুদের সমর্থনের জন্য
[ঘ] হিন্দু বেশি ছিল বলে

১৮৫. ১৯৭১ খ্রিষ্টাব্দে পাকবাহিনীর রোষানলে পড়ে কোন বিশ্ববিদ্যালয়? (জ্ঞান)
[ক] সিলেট বিশ্ববিদ্যালয়
[খ] রাজশাহী বিশ্ববিদ্যালয়
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়
[ঘ] জগন্নাথ বিশ্ববিদ্যালয়

১৮৬. পাকিস্তানিদের পৈশাচিকতায় ঢাকা কিসে পরিণত হয়? (জ্ঞান)
✅ মৃত্যুপুরিতে
[খ] নরকে
[গ] শান্তিভূমিতে
[ঘ] পবিত্র নগরীতে

১৮৭. ২৫ মার্চের রাতের পর থেকে ঢাকার চারদিকে আর্তনাদ ও হাহাকারের কারণ কী ছিল? (অনুধাবন)
[ক] সেনা বিদ্রোহ
[খ] বিডিআর বিদ্রোহ
✅ পাকিস্তানি বাহিনীর হামলা
[ঘ] ইপিআর বাহিনীর হামলা

১৮৮. মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করার কারণ কী ছিল? (প্রয়োগ)
[ক] অর্থনৈতিক সমৃদ্ধির জন্য
[খ] সাংস্কৃতিক মুক্তির জন্য
✅ দেশকে মেধাশূন্য করার জন্য
[ঘ] যুদ্ধ জয়ের জন্য

১৮৯. পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা কত লাখ বাঙালিকে হত্যা করেছিল? (প্রয়োগ)
[ক] ২০
✅ ৩০
[গ] ৩৫
[ঘ] ৪০

১৯০. পূর্ব পাকিস্তানে রাজাকার অর্র্ডিন্যান্স জারি করেন কে? (জ্ঞান)
[ক] ইয়াহিয়া খান
[খ] মোনায়েম খান
[গ] আইয়ুব খান
✅ টিক্কা খান

১৯১. রাজাকারদের প্রশিক্ষণের মেয়াদ ছিল কত দিন? (জ্ঞান)
[ক] ৬
✅ ৭
[গ] ১০
[ঘ] ১২

১৯২. রাজাকারদের ট্রেনিং দিত কে? (জ্ঞান)
✅ পাক বাহিনী
[খ] ভারতের বাহিনী
[গ] আমেরিকান বাহিনী
[ঘ] ন্যাটো বাহিনী

১৯৩. বাঙালির ওপর আলবদর বাহিনীর অত্যাচারের যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ তারা পাকবাহিনীর দোসর ছিল
[খ] তারা মুক্তি বাহিনীর সদস্য ছিল
[গ] তারা ছাত্রলীগের সদস্য ছিল
[ঘ] তারা শান্তি কমিটির সদস্য ছিল

১৯৪. অন্যান্য ইসলামী ছাত্রসংঘ কোন বাহিনীর সদস্য ছিল? (জ্ঞান)
✅ আল শামস
[খ] আলবদর
[গ] মুজাহিদ কমিটি
[ঘ] শান্তি কমিটি

১৯৫. মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীর প্রধান দায়িত্ব কী ছিল? (জ্ঞান)
[ক] শান্তি কমিটি গঠন
[খ] যুদ্ধ থামানো
✅ বুদ্ধিজীবী হত্যা
[ঘ] অর্ডিন্যান্স জারি

১৯৬. রাজাকার ছাড়াও কোন বাহিনী অত্যন্ত ভয়ঙ্কর ছিল? (জ্ঞান)
[ক] আল শামস
[খ] শান্তি কমিটি
✅ আলবদর
[ঘ] মুজাহিদ কমিটি

১৯৭. মুক্তিযুদ্ধের বিরোধিতায় প্রথম সংগঠন হিসেবে কোনটি সমর্থনযোগ্য? (জ্ঞান)
[ক] আলবদর
[খ] রাজাকার
[গ] আল শামস
✅ শান্তি কমিটি

১৯৮. শান্তি কমিটি বিস্তার লাভ করে কীভাবে? (অনুধাবন)
✅ বিভিন্ন দলের অংশগ্রহণের মাধ্যমে
[খ] প্রশিক্ষণের মাধ্যমে
[গ] বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে
[ঘ] অপকর্মে সহায়তার মাধ্যমে

১৯৯. ‘ঢাকা নাগরিক শান্তি কমিটি’ গঠিত হলে তার আহবায়ক কে ছিলেন? (জ্ঞান)
[ক] তাজউদ্দিন আহমদ
[খ] এম মনসুর আলী
[গ] খাজা নাজিমুদ্দিন
✅ খাজা খয়েরুদ্দিন

২০০. ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চের পর পাকবাহিনীর প্রধান লক্ষ্য কী ছিল? (উচ্চতর দক্ষতা)
[ক] লুটপাট করা
✅ ভূমি দখল করা
[গ] শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করা
[ঘ] বুদ্ধিজীবী হত্যা করা

২০১. পাকিস্তান সেনাবাহিনী ‘পোড়া মাটি নীতি’র লক্ষ্য কী ছিল? (উচ্চতর দক্ষতা)
[ক] বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত সৃষ্টি
✅ ভূখণ্ডের মানুষদের হত্যা করে ভূমির দখল নেওয়া
[গ] সরকারের পক্ষে প্রচারণা
[ঘ] মুক্তিযুদ্ধ পরিচালনা

২০২. দালালচক্র পাকবাহিনীকে সাহায্য করেছে কীভাবে? (অনুধাবন)
[ক] সরাসরি যুদ্ধের মাধ্যমে
[খ] সামাজিকভাবে সহায়তার মাধ্যমে
✅ মানবতাবিরোধী অপরাধের মাধ্যমে
[ঘ] অর্থনৈতিকভাবে সাহায্যের মাধ্যমে

২০৩. পাক বাহিনীর দোসর কারা ছিল? (জ্ঞান)
✅ এদেশীয় দালালচক্র
[খ] অবাঙালি
[গ] বিদেশি চক্র
[ঘ] মুক্তিবাহিনী

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০৪. মুজিবনগর সরকার- (অনুধাবন)
i. ১০ এপ্রিল গঠিত হয়
ii. অস্থায়ী সরকার
iii. ১৭ এপ্রিল শপথ নেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৫. মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন- (অনুধাবন)
i. তাজউদ্দিন আহমদ
ii. এম. মনসুর আলী
iii. এম. এ জি ওসমানী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৬. সৈয়দ নজরুল ইসলামের ক্ষেত্রে সমর্থনযোগ্য- (উচ্চতর দক্ষতা)
i. তিনি ছিলেন আওয়ামী লীগের শীর্ষ স্থানীয়
ii. তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর
iii. তিনি মুজিব সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৭. মুজিবনগর সরকারের মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. প্রতিরক্ষা
ii. পররাষ্ট্র
iii. প্রকৌশল বিভাগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৮. পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে- (প্রয়োগ)
i. রাজাকার
ii. আলবদর
iii. শান্তি কমিটি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৯. মুক্তিযুদ্ধে সক্রিয় বিরোধিতা করে- (অনুধাবন)
i. জামায়াতে ইসলামী
ii. মুসলিম লীগ
iii. নেজামে ইসলামী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের ছকটি পড় লক্ষ কর ২১০ ও ২১১ নং প্রশ্নের উত্তর দাও :
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রধানমন্ত্রীতাজউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রীএ. এইচ. এম কামরুজ্জামান
অর্থমন্ত্রীক্যাপ্টেন এম মনসুর আলী

২১০. ছকটিতে কোন সরকারের গঠন তুলে ধরা হয়েছে? (প্রয়োগ)
[ক] যুক্তফ্রন্ট সরকারের
✅ মুজিবনগর সরকারের
[গ] আইয়ুব সরকারের
[ঘ] স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের

২১১. ১৯৭১-এ উক্ত সরকার ভূমিকা রেখেছিল- (অনুধাবন)
i. মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনায়
ii. বিশ্ব জনমত সৃষ্টিতে
iii. মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের পুনর্গঠনে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১২ ও ২১৩ নং প্রশ্নের উত্তর দাও :
আসলাম কাদেরিয়া বাহিনীর একজন অন্যতম সদস্য। তিনি আগরতলা থেকে সামান্য কিছু দিনের সামরিক প্রশিক্ষণ নিয়ে টাঙ্গাইলে অবস্থানরত পাকবাহিনীর ওপর কৌশলে অতর্কিত হামলা চালান।

২১২. অনুচ্ছেদের আসলাম পাকবাহিনীর ওপর কোন ধরনের আক্রমণ চালিয়েছিল? (প্রয়োগ)
[ক] সম্মুখ আক্রমণ
✅ গেরিলা আক্রমণ
[গ] সাঁড়াশি আক্রমণ
[ঘ] উড়ন্ত আক্রমণ

২১৩. মুক্তিযুদ্ধে এ ধরণের আক্রমণের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. পাকবাহিনী শান্তি কমিটি গঠন করে
ii. মুক্তি নিশ্চিত হয়
iii. পাকবাহিনী সহজে পর্যুদস্তু করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সংগঠন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৮২
⚛ দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের ফসল- মহান যুক্তিযুদ্ধ।
⚛ মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল- ছাত্র।
⚛ স্বাধীনতা যুদ্ধে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিল- কৃষকেরা।
⚛ মুক্তিযুদ্ধে দুজন নারীকে ‘বীরপ্রতীক’ খেতাব দেয়া হয় তারা হলেন- তারামন বিবি ও সেতারা বেগম।
⚛ যুদ্ধে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করে- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।
⚛ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
⚛ মুক্তিযুদ্ধ সফলভাবে পরিচালনা করেন- তাজউদ্দিন আহমেদ।
⚛ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন- ক্যাপ্টন এম. মনসুর আলী।
⚛ শরনার্থীদের জন্য ত্রান সংগ্রহে ভূমিকা ছিল- এ.এইচ.এম কামরুজ্জামান।
⚛ মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন- সৈয়দ নজরুল ইসলাম।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১৪. দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোল-সংগ্রামের ফসল কোনটি? (জ্ঞান)
[ক] সিপাহী বিদ্রোহ
[খ] ভাষা আন্দোলন
[গ] গণঅভ্যুত্থান
✅ মহান মুক্তিযুদ্ধ

২১৫. মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল কোনটি? (জ্ঞান)
[ক] বিএনপি
[খ] জাতীয় পার্টি
[গ] জামায়াতে ইসলামী
✅ আওয়ামী লীগ

২১৬. সমমনা বাম রাজনৈতিক দলসমূহ নিয়ে আওয়ামী লীগ কত তারিখে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে? (জ্ঞান)
✅ সেপ্টেমর ১৯৭১
[খ] অক্টোবর ১৯৭১
[গ] নভেম্বর ১৯৭১
[ঘ] ডিসেম্বর ১৯৭১

২১৭. মোহাম্মদ তোয়াহার নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি কী নামে পরিচিত? (জ্ঞান)
✅ পিকিংপন্থী
[খ] পাকিস্তানি দোসর গ বামপন্থী
[ঘ] দালালচক্র

২১৮. মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা? (জ্ঞান)
✅ ছাত্ররা
[খ] কৃষকরা
[গ] নারীরা
[ঘ] গণসাইন কর্মীরা

২১৯. যুদ্ধের সময় ছাত্ররা কোথায় প্রশিক্ষণ নেয়? (জ্ঞান)
✅ ভারতে
[খ] ভুটানে
[গ] গ্রামে
[ঘ] পল্লিতে

২২০. মুক্তিযুদ্ধে কাদের অবদান গৌরবময় ছিল? (জ্ঞান)
✅ কৃষকদের
[খ] শিক্ষকদের
[গ] শিশুদের
[ঘ] নারীদের

২২১. মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের বঙ্গবন্ধু কী নামে সম্বোধন করেছেন? (অনুধাবন)
✅ বীরাঙ্গনা
[খ] বীরপ্রতীক
[গ] বীরবিক্রম
[ঘ] বীরশ্রেষ্ঠ

২২২. দুজন নারী ‘বীরপ্রতীক’ খেতাব অর্জন করেন কেন? (অনুধাবন)
✅ মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ
[খ] যুদ্ধে অংশগ্রহণের জন্য
[গ] যুদ্ধে অত্যাচারের শিকার হওয়ার জন্য
[ঘ] পাকবাহিনীর মোকাবিলা করার জন্য

২২৩. মুক্তিযুদ্ধে অবদানের জন্য তারামন বিবি কী খেতাব পান? (জ্ঞান)
[ক] নারী মুক্তিযোদ্ধা
[খ] বীরবিক্রম
[গ] বীরশ্রেষ্ঠ
✅ বীরপ্রতীক

২২৪. চট্টগ্রাম বেতারশিল্পী ও সংস্কৃতিকর্মীরা স্বাধীন বাংলা বেতারকেন্দ্র চালু করেন কত তারিখে? (জ্ঞান)
[ক] ২৫ মার্চ
✅ ২৬ মার্চ
[গ] ২৭ মার্চ
[ঘ] ২৯ মার্চ

২২৫. মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? (জ্ঞান)
[ক] ইপিআর
✅ জনগণ
[গ] প্রচার মাধ্যম
[ঘ] বুদ্ধিজীবী

২২৬. মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা কত? (জ্ঞান)
[ক] বিশ লাখ
✅ ত্রিশ লাখ
[গ] দশ লাখ
[ঘ] পঁচিশ লাখ

২২৭. ১৯৭১ খ্রিষ্টাব্দে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ অনেক ত্যাগ স্বীকার করেছেন কেন? (অনুধাবন)
[ক] নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য
✅ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য
[গ] উপদেষ্টা পরিষদ গঠনের জন্য
[ঘ] শান্তি কমিটি গঠনের জন্য

২২৮. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব দেন কে? (জ্ঞান)
✅ শেখ মুজিবুর রহমান
[খ] জিয়াউর রহমান
[গ] এম এজি ওসমানী
[ঘ] তাজউদ্দিন আহমদ

২২৯. ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৪৯
✅ ১৯৪৮
[গ] ১৯৫০
[ঘ] ১৯৪৭

২৩০. আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৪৬
[খ] ১৯৪৭
[গ] ১৯৪৮
✅ ১৯৪৯

২৩১. যুক্তফ্রন্ট নির্বাচন হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
✅ ১৯৫৪
[খ] ১৯৫৫
[গ] ১৯৭০
[ঘ] ১৯৭১

২৩২. কোন খ্রিষ্টাব্দের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়? (জ্ঞান)
[খ] ১৯৪৭[ক] ১৯৪৮
[গ] ১৯৪৯
✅ ১৯৫৬

২৩৩. আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন কত খ্রিষ্টাব্দে হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৭
[খ] ১৯৫৭
✅ ১৯৫৮
[ঘ] ১৯৬০

২৩৪. পাকিস্তানের ২৪ বছরের শাসনকালে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন? (জ্ঞান)
[ক] ৯
[খ] ১০
✅ ১২
[ঘ] ১৩

২৩৫. মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন? (জ্ঞান)
✅ তাজউদ্দিন আহমদ
[খ] শেখ মুজিবুর রহমান
[গ] মনসুর আলী
[ঘ] সৈয়দ নজরুল ইসলাম

২৩৬. নিচের ছবিতে দেখানো ব্যক্তি মুজিবনগর অস্থায়ী সরকারের কী ছিলেন? (প্রয়োগ)
[ক] অস্থায়ী রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] অর্থমন্ত্রী
[ঘ] স্বরাষ্ট্রমন্ত্রী

২৩৭. বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব প্রদান করেন? (জ্ঞান)
[ক] সৈয়দ নজরুল ইসলাম
[খ] এম মনসুর আলী
✅ তাজউদ্দিন আহমদ
[ঘ] মওলানা ভাসানী

২৩৮. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহবায়ক কে ছিলেন? (জ্ঞান)
[ক] শেখ মুজিবুর রহমান
✅ তাজউদ্দিন আহমদ
[গ] নজরুল ইসলাম
[ঘ] মওলানা ভাসানী

২৩৯. ১৯৭১ খ্রিষ্টাব্দে মুক্তিযুদ্ধের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিলেন? (অনুধাবন)
[ক] তাজউদ্দিন আহমদ
✅ সৈয়দ নজরুল ইসলাম
[গ] মনসুর আলী
[ঘ] কামরুজ্জামান

২৪০. ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কে? (জ্ঞান)
[ক] তাজউদ্দিন আহমদ
[খ] সৈয়দ নজরুল ইসলাম
[গ] মনসুর আলী
✅ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪১. মুক্তিযুদ্ধে বিরোধিতা করে- (অনুধাবন)
i. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি
ii. পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি
iii. পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করে- (অনুধাবন)
i. চট্টগ্রাম বেতার শিল্পীরা
ii. বাংলাদেশ সংবাদ সংস্থা
iii. চট্টগ্রাম সংস্কৃতি কর্মীরা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৩. ত্রিশ লাখ শহিদ জীবন দিয়েছেন যে কারণে- (অনুধাবন)
i. এদেশের পতাকার মর্যাদা রক্ষার জন্য
ii. নাগরিকত্ব অর্জনের জন্য
iii. স্বাধীনতা অর্জনের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৪ ও ২৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
আয়েশা ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের একজন প্রাপ্তবয়স্ক নারী। মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি তারও অসামান্য অবদান রয়েছে।

২৪৪. অনুচ্ছেদে কোন প্রসঙ্গে বলা রেখেছে? (প্রয়োগ)
[ক] মুক্তিযুদ্ধে কৃষকের অবদান
[খ] মুক্তিযুদ্ধে ছাত্রের অবদান
[গ] মুক্তিযুদ্ধে শ্রমিকের অবদান
✅ মুক্তিযুদ্ধে নারীর অবদান

২৪৫. আয়েশার মতো মুক্তিযোদ্ধারা সর্বোচ্চ কোন খেতাবে ভূষিত হয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] বীরশ্রেষ্ঠ
[খ] বীর বিক্রম
[গ] বীর উত্তম
✅ বীর প্রতীক

💘 মুক্তিযুদ্ধে বিশ্বজনমত ও বিভিন্ন দেশের ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৮৬
⚛ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে- গোটাবিশ্ব।
⚛ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী- ইন্দিরা গান্ধীর অবদান অপরিসীম।
⚛ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়- ভারত।
⚛ ইয়াহিয়াকে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বলেন- তৎকালিন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান।
⚛ মুক্তিযুদ্ধের সপক্ষে সংবাদ প্রচার করে ব্রিটেনের গণমাধ্যম- বিবিসি।
⚛ মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত সৃষ্টি ও দানসহায়তা কার্যক্রম পরিচালনা করেন- বিখ্যাত সংগীত শিল্পী জর্জ হ্যারিসন।
⚛ মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ছিল- নিরব দর্শকের মতো।
⚛ ‘যৌথ কমান্ড’ গঠন করে- ভারত।
⚛ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায়- ভারত।
⚛ বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের প্রচারের প্রধান কেন্দ্র ছিল- লন্ডন।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪৬. মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
✅ মুক্তিযুদ্ধে সরাসরি সহযোগিতার জন্য
[খ] জাতিসংঘে ভেটো প্রদানের জন্য
[গ] ভাষা আন্দোলনে সহযোগিতার জন্য
[ঘ] পাকবাহিনীকে সহযোগিতার জন্য

২৪৭. মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? (জ্ঞান)
✅ ইন্দিরা গান্ধী
[খ] মহাত্মা গান্ধী
[গ] অটল বিহারী
[ঘ] সোনিয়া গান্ধী

২৪৮. বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে কার নাম ওতপ্রোতভাবে জড়িত? (জ্ঞান)
[ক] রাহুল গান্ধী
✅ ইন্দিরা গান্ধী
[গ] সোনিয়া গান্ধী
[ঘ] রাজীব গান্ধী

২৪৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রথম আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে দেন কে? (জ্ঞান)
[ক] হিলারি ক্লিনটন
[খ] বিল ক্লিনটন
[গ] রাজীব গান্ধী
✅ ইন্দিরা গান্ধী

২৫০. ১৯৭১ খ্রিষ্টাব্দে গণহত্যা শুরু হলে এ দেশের প্রায় এক কোটি মানুষ পার্শ্ববর্তী কোন দেশে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়? (জ্ঞান)
✅ ভারত
[খ] ভুটান
[গ] নেপাল
[ঘ] মায়ানমার

২৫১. ১৯৭১ খ্রিষ্টাব্দের কত তারিখে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায়? (জ্ঞান)
[ক] ১ মে
[খ] ৭ আগস্ট
[গ] ২ ডিসেম্বর
✅ ৩ ডিসেম্বর

২৫২. কোন দেশের সরকার ‘যৌথ কমান্ড’ গঠন করে? (জ্ঞান)
[ক] বাংলাদেশ
✅ ভারত
[গ] ভুটান
[ঘ] ঘানা

২৫৩. ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? (জ্ঞান)
[ক] ১ ডিসেম্বর
[খ] ৩ ডিসেম্বর
[গ] ৫ ডিসেম্বর
✅ ৬ ডিসেম্বর

২৫৪. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর কোন দেশ বেশি অবদান রাখে? (জ্ঞান)
✅ রাশিয়া
[খ] ভুটান
[গ] আমেরিকা
[ঘ] চীন

২৫৫. সোভিয়েত ইউনিয়ন কীভাবে মুক্তিযুদ্ধে অবদান রাখে? (অনুধাবন)
[ক] বাংলাদেশকে অস্ত্র দিয়ে
✅ আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে
[গ] পাকিস্তানে হামলা চালিয়ে
[ঘ] অর্থের যোগান দিয়ে

২৫৬. নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাৎ করে কোন দেশ? (জ্ঞান)
[ক] ভারত
✅ সোভিয়েত ইউনিয়ন
[গ] চীন
[ঘ] মার্কিন যুক্তরাষ্ট্র

২৫৭. বিবিসি কোন দেশের প্রচার মাধ্যম হিসেবে কাজ করে? (জ্ঞান)
✅ ব্রিটেন
[খ] আরব আমিরাত
[গ] রাশিয়া
[ঘ] আমেরিকা

২৫৮. ব্রিটেনের সংবাদমাধ্যমে কী প্রচারিত হয়? (জ্ঞান)
[ক] সেনাবাহিনীর অত্যাচার
[খ] পাকিস্তানের উন্নতি
✅ পাকিস্তান বাহিনীর অত্যাচার
[ঘ] বাংলাদেশের উন্নতি

২৫৯. বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রাণকেন্দ্র ছিল কোনদেশ? (জ্ঞান)
✅ লন্ডন
[খ] প্যারিস
[গ] নিউইয়র্ক
[ঘ] ওয়াশিংটন ডিসি

২৬০. জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন? (জ্ঞান)
✅ ব্রিটেন
[খ] রাশিয়া
[গ] ফ্রান্স
[ঘ] আমেরিকা

২৬১. জর্জ হ্যারিসনের কনসার্টে কত হাজার লোকের সমাগম হয়েছিল? (জ্ঞান)
[ক] ২০,০০০
[খ] ৩০,০০০
✅ ৪০,০০০
[ঘ] ৫০,০০০

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬২. ভারত বাংলাদেশকে সাহায্য করে- (অনুধাবন)
i. যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে
ii. শরণার্থীদের আশ্রয় দিয়ে
iii. খাদ্য সরবরাহ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৩. সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে আহবান জানান যে কারণে- (অনুধাবন)
i. বাংলাদেশে গণহত্যা বন্ধ করার জন্য
ii. অগ্নিসংযোগ বন্ধ করার জন্য
iii. নারী নির্যাতন বন্ধ করার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৪. জাতিসংঘের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল- (উচ্চতর দক্ষতা)
i. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া
ii. বিশ্বশান্তি প্রতিষ্ঠা
iii. নিরাপত্তা রক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৮৮
⚛ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়- ১৬ ডিসেম্বর ১৯৭১।
⚛ লে. জেনারেল আমীর আব্দুল্লাহ খান নিয়াজী আত্মসমর্পণ করেন- যৌথ কমান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে।
⚛ বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন- গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার।
⚛ সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
⚛ সর্বপ্রথম স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন- শামসুদ্দিন ইলিয়াস শাহ।
⚛ মহাভারত ও গ্রীক ঐতিহাসিক টলেমির লেখায় উল্লেখ পাওযা যায়- বাংলাদেশের।
⚛ প্রথম জাতীয় পতাকা ডিজাইন করেছেন- শিবনারায়ণ দাস।
⚛ জাতীয় পতাকার চূড়ান্ত ডিজাইন করেন- কামরুল হাসান।
⚛ বাংলাদেশের জাতীয় সংগীতের রচনাকার- রবীন্দ্রনাথ ঠাকুর।
⚛ বাংলাদেশের জাতীয় সংগীতের কণ্ঠসংগীত হল- ১০ লাইন।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬৫. ১৯৭১ খ্রিষ্টাব্দের কত তারিখে যৌথ কমান্ড গঠন করা হয়? (জ্ঞান)
[ক] ২০ নভেম্বর
✅ ২১ নভেম্বর
[গ] ২২ নভেম্বর
[ঘ] ২৩ নভেম্বর

২৬৬. ১৯৭১ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতে হামলা চালায় কেন? (অনুধাবন)
[ক] মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সাহায্য না করায়
✅ মুক্তিযুদ্ধকে অন্যখাতে প্রভাবিত করতে
[গ] ভারতীয় বাহিনী কাশ্মীর দখল করায়
[ঘ] ভারত-পাকিস্তান ঐক্যে অপরের চিরমুক্ত বলে

২৬৭. আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের পূর্বেই হানাদার পাকিস্তানি বাহিনীর নৈতিক পরাজয় ঘটে কেন? (অনুধাবন)
[ক] বাঙালির শক্তিশালী জাতীয়তাবাদী চেতনার জন্য
[খ] মৌলিক মানবাধিকার লঙ্ঘনের জন্য
[গ] ক্ষমতা হস্তান্তর করার জন্য
✅ যৌথবাহিনীর সুপরিকল্পিত প্রবল আক্রমণে

২৬৮. জেনারেল নিয়াজি কত হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন? (জ্ঞান)
[ক] ৭০
[খ] ৮৩
✅ ৯৩
[ঘ] ৯৮

২৬৯. জেনারেল নিয়াজী ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করেন কত তারিখে? (জ্ঞান)
[ক] ৬ ডিসেম্বর, ১৯৭১
[খ] ৮ ডিসেম্বর, ১৯৭১
[গ] ১৪ ডিসেম্বর, ১৯৭১
✅ ১৬ ডিসেম্বর, ১৯৭১

২৭০. নিয়াজি কার কাছে আত্মসমর্পণ করেন? (জ্ঞান)
✅ জগজিৎ সিং অরোরা
[খ] ইন্দিরা গান্ধী
[গ] ওসমানী
[ঘ] বঙ্গবন্ধু

২৭১. আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন কে? (জ্ঞান)
[ক] কর্নেল ওসমানী
[খ] মেজর জিয়াউর রহমান
[গ] গ্রুপ ক্যাপ্টেন আব্দুর রব
✅ গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার

২৭২. পাক বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা হয়েছিল কীভাবে? (অনুধাবন)
✅ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে
[খ] অসহযোগিতা নীতির মাধ্যমে
[গ] ভেটো প্রদানের মাধ্যমে
[ঘ] ঘৃণার মাধ্যমে

২৭৩. সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশ তৃতীয় বিশ্বের মধ্যে কততম দেশ? (জ্ঞান)
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

২৭৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়েছিল? (জ্ঞান)
[ক] ৭
✅ ৯
[গ] ১১
[ঘ] ৩

২৭৫. আমাদের মহান বিজয় দিবস কত তারিখে? (জ্ঞান)
[ক] ১৪ ডিসেম্বর
✅ ১৬ ডিসেম্বর
[গ] ৭ মার্চ
[ঘ] ২৬ মার্চ

২৭৬. বাঙালি জাতির জীবনে ১৬ ডিসেম্বরের তাৎপর্য কী? (উচ্চতর দক্ষতা)
✅ শাসন-শোষণের হাত থেকে মুক্তি লাভ
[খ] বাঙালির অর্থভাণ্ডারের সম্মৃধি
[গ] স্বাধীন সরকার গঠন
[ঘ] বাংলা ভাষার মর্যাদা লাভ

২৭৭. বাংলাদেশের সাংবিধানিক নাম কী? (জ্ঞান)
[ক] সমাজতান্ত্রিক বাংলা
✅ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
[গ] বাংলাদেশ সরকার
[ঘ] সোনার বাংলা

২৭৮. মহাভারত ও গ্রিক ঐতিহাসিক টলেমির লেখায় কিসের উল্লেখ পাওয়া যায়? (জ্ঞান)
[ক] স্বাধীনতার
✅ বাংলা নামের
[গ] দুর্ভিক্ষের
[ঘ] মুক্তিযুদ্ধের

২৭৯. কার লেখায় ‘বাংলা’ নামের উল্লেখ পাওয়া যায়? (জ্ঞান)
[ক] হিউয়েন সাঙ
[খ] জিয়াউদ্দীনের
✅ টলেমির
[ঘ] জসীমউদ্দীনের

২৮০. শামসউদ্দিন ইলিয়াস শাহ কত খ্রিষ্টাব্দে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেছিলেন? (জ্ঞান)
[ক] ১৩৪০
✅ ১৩৪২
[গ] ১৩৪৩
[ঘ] ১৩৪৪

২৮১. ইলিয়াস শাহের স্বাধীন বাংলা কত বছর স্থায়ী হয়েছিল? (জ্ঞান)
[ক] ১০০
✅ ২০০
[গ] ৩০০
[ঘ] ৪০০

২৮২. সোনারগাঁ কোন দেশের রাজধানী ছিল? (জ্ঞান)
[ক] বিহার
✅ বাংলা
[গ] পাটনা
[ঘ] আসাম

২৮৩. মুঘল আমলে সম্রাট আকবরের সময় থেকে বাংলা কী নামে পরিচিত ছিল? (জ্ঞান)
[ক] বাঙ্গালাহ
[খ] বঙ্গদেশ
[গ] শ্যামদেশ
✅ সুবাহ বাংলা

২৮৪. এ দেশকে ‘বাঙ্গালা’ নামে অভিহিত করেছেন কারা? (জ্ঞান)
[ক] ফরাসিরা
✅ পর্তুগিজরা
[গ] ইংরেজরা
[ঘ] দিনেমাররা

২৮৫. বাংলাকে ইংরেজরা কী নামে অভিহিত করেন? (জ্ঞান)
[ক] বাঙ্গালাহ
[খ] বঙ্গদেশ
[গ] শ্যামদেশ
✅ বেঙ্গল

২৮৬. ব্রিটিশ সরকার বাংলাকে ভাগ করেন কখন? (জ্ঞান)
[ক] ১৭৫৭ খ্রিষ্টাব্দে
[খ] ১৮৫৭ খ্রিষ্টাব্দে
✅ ১৯০৫ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৯৪৭ খ্রিষ্টাব্দে

২৮৭. বাংলাদেশ থেকে ইংরেজ শাসনের অবসান ঘটে কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৮৪৭
✅ ১৯৪৭
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৪৯

২৮৮. বর্তমানের বাংলাদেশ কত খ্রিষ্টাব্দ পর্যন্ত পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল? (জ্ঞান)
[ক] ১৯২১
[খ] ১৯৫২
[গ] ১৯৫৫
✅ ১৯৫৬

২৮৯. বাংলাদেশের গৌরবের প্রতীক কোনটি? (জ্ঞান)
[ক] গ্রামবাংলা
✅ জাতীয় পতাকা
[গ] জাতীয় ফুল
[ঘ] জাতীয় পশু

২৯০. বাংলাদেশের পতাকায় সবুজ রং ব্যবহৃত হয় কেন? (অনুধাবন)
[ক] বাংলার মানুষ শান্ত প্রকৃতির বলে
✅ বাংলার সবুজ প্রকৃতি বোঝানোর জন্য
[গ] সবুজ শান্তির প্রতীক বলে
[ঘ] গাছের পাতা সবুজ বলে

২৯১. বাংলাদেশের জাতীয় পতাকার বৃত্তের লাল রং কিসের প্রতীক? (জ্ঞান)
[ক] শান্তির প্রতীক
[খ] সংগ্রামের প্রতীক
✅ মুক্তিযুদ্ধে শহিদের রক্তের প্রতীক
[ঘ] উজ্জ্বলতার প্রতীক

২৯২. শিবনারায়ণ দাসকে পতাকা তৈরির দায়িত্ব দেয় কে? (জ্ঞান)
[ক] বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস
[খ] বাংলাদেশ কমিউনিস্ট পার্টি
✅ স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ
[ঘ] শান্তি কমিটি

২৯৩. শিবনারায়ণ কত তারিখে পতাকা তৈরির কাজ শুরু করেন? (জ্ঞান)
✅ ৬ জুন
[খ] ৬ জুলাই
[গ] ৬ আগস্ট
[ঘ] ৬ মে

২৯৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে প্রথম জাতীয় পতাকা নির্মাণের কাজ শেষ হয়? (জ্ঞান)
[ক] জসীমউদ্দীন
✅ জহুরুল হক
[গ] মুসলিম
[ঘ] সূর্যসেন

২৯৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের কত নম্বর কক্ষে পতাকা তৈরির কাজ শুরু হয়? (জ্ঞান)
[ক] ১০৭
✅ ১১৮
[গ] ১৩০
[ঘ] ১৫০

২৯৬. কখন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা নির্মাণ কাজ শেষ করেন? (জ্ঞান)
[ক] ১ মার্চ, ১৯৭১
[খ] ২ মার্চ, ১৯৭১
[গ] ৫ জুন, ১৯৭০
✅ ৬ জুন, ১৯৭০

২৯৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আতিক হাসান এমন একটি হলে থাকেন যে হলে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা তৈরি করা হয়েছিল। আতিক হাসান কোন হলে থাকেন? (প্রয়োগ)
[ক] সূর্যসেন হল
[খ] এস এম হল
✅ জহুরুল হক হল
[ঘ] জসীমউদদীন হল

২৯৮. কোথায় ‘স্বাধীন বাংলার’ পতাকা প্রথম উত্তোলন করা হয়? (অনুধাবন)
[ক] ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে
[খ] জহুরুল হক হলে
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে
[ঘ] ঢাকা মেডিকেল কলেজে

২৯৯. সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের কোন দিকে পতাকা উত্তোলন করা হয়? (জ্ঞান)
✅ পশ্চিম
[খ] দক্ষিণ
[গ] উত্তর
[ঘ] পূর্ব

৩০০. বাংলাদেশে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত তারিখে? (জ্ঞান)
[ক] ১ মার্চ, ১৯৭১
✅ ২ মার্চ, ১৯৭১
[গ] ৩ মার্চ, ১৯৭১
[ঘ] ৪ মার্চ, ১৯৭১

৩০১. জাতীয় পতাকা প্রথমবারের মতো উত্তোলন করেন কে? (জ্ঞান)
✅ আ.স.ম আব্দুর রব
[খ] বঙ্গবন্ধু
[গ] কামরুল হাসান
[ঘ] শিবনারায়ণ দাস

৩০২. ঢাকাসহ বিভিন্ন জায়গায় কী পোড়ানো হয়? (জ্ঞান)
[ক] রাজনীতিবিদদের ছবি
✅ পাকিস্তানের পতাকা
[গ] বাড়িঘর
[ঘ] পাকিস্তানের মানচিত্র

৩০৩. বঙ্গবন্ধু কামরুল হাসানকে জাতীয় পতাকা নির্মাণের দায়িত্ব দেন কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৭০
[খ] ১৯৭১
✅ ১৯৭২
[ঘ] ১৯৭৩

৩০৪. মাঝখানে লালবৃত্ত এবং চারপাশে সবুজে সমৃদ্ধ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন করেন কে? (জ্ঞান)
✅ কামরুল হাসান
[খ] বিশ্বজিৎ ঘোষ
[গ] শিবনারায়ণ দাস
[ঘ] অ. স. ম. আব্দুর রব

৩০৫. জাতীয় পতাকার সম্মানের সাথে কার সম্মান জড়িত? (জ্ঞান)
✅ রাষ্ট্রের সম্মান
[খ] জাতির সম্মান
[গ] রাজনীতিবিদদের সম্মান
[ঘ] স্বাধীনতার সম্মান

৩০৬. বাংলাদেশের জাতীয় সংগীতটি কত খ্রিষ্টাব্দে রচিত হয়? (জ্ঞান)
[ক] ১৯০৫
✅ ১৯০৬
[গ] ১৯০৭
[ঘ] ১৯০৮

৩০৭. ‘আমার সোনার বাংলা’ এটি জাতীয় সংগীতরূপে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? (জ্ঞান)
✅ ৪.১
[খ] ৪.২
[গ] ৪.৩
[ঘ] ৪.৪

৩০৮. বাংলাদেশের জাতীয় সংগীতের কত লাইন কণ্ঠসংগীত? (জ্ঞান)
[ক] ৮
✅ ১০
[গ] ১২
[ঘ] ১৪

৩০৯. বাংলাদেশের জাতীয় সংগীতের কত লাইন যন্ত্রসংগীত? (জ্ঞান)
[ক] ২
✅ ৪
[গ] ৬
[ঘ] ৮

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩১০. যৌথবাহিনী গঠিত হয়- (অনুধাবন)
i. মুক্তিবাহিনী নিয়ে
ii. আলবদর, আল শামস বাহিনী নিয়ে
iii. ভারতীয় সেনাবাহিনী নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১১ ও ৩১২ নং প্রশ্নের উত্তর দাও :
মুশফিক তার বাবার সাথে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে জানতে পারল যে, বিশ্বের ইতিহাসে এই দিনে লেখা হয় স্বাধীন বাংলাদেশের নাম।

৩১১. মুশফিক কোন দিনের নাম জানতে পারল? (প্রয়োগ)
[ক] ২১ ফেব্রুয়ারি
✅ ১৬ ডিসেম্বর
[গ] ৭ মার্চ
[ঘ] ২৬ মার্চ

৩১২. অনুচ্ছেদে উল্লিখিত দিনটির বিশেষ ঘটনা হলো- (উচ্চতর দক্ষতা)
i. পাকিস্তান ৯৩ হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে
ii. বাংলাদেশের বিজয় অর্জন
iii. পাকিস্তানের সকল অত্যাচার নিপীড়নের অবসান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের চিত্রটি দেখ এবং ৩১৩ ও ৩১৪ নং প্রশ্নের উত্তর দাও :

৩১৩. চিত্রটি মুক্তিযুদ্ধের কোন ঘটনার স্মরণ করিয়ে দেয়? (প্রয়োগ)
[ক] ‘কালরাত্রি
[খ] বহির্বিশ্বের সহায়তা
[গ] রাজাকারদের নির্যাতন
✅ পাকিস্তানিদের আত্মসমর্পণ

৩১৪. উক্ত স্বাক্ষর প্রদানের মাধ্যমে- (উচ্চতর দক্ষতা)
i. পূর্ব পাকিস্তান অংশের সমাপ্তি হয়
ii. স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়
iii. লাল-সবুজ পতাকার সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 জাতীয় স্মৃতিস্তম্ভ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৯১
⚛ জাতীয় স্মৃতিসৌধের নকশাকার হলেন- স্থপতি মইনুল হোসেন।
⚛ মূল স্মৃতিসৌধে সাত জোড়া দেয়াল মূলত- বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক।
⚛ মহান মুক্তিযুদ্ধের লড়াকু চেতনার মূর্ত প্রতীক- অপরাজেয় বাংলা।
⚛ মুজিবনগর সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নির্মিত হয়- মুজিবনগর স্মৃতিসৌধ।
⚛ শহিদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়- ঢাকার মিরপুরে।
⚛ মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতিকে জাগ্রত রাখার জন্য নির্মাণ করা হয়- শিখা চিরন্তন।
⚛ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের রজতজয়ন্তীতে নির্মিত হয়- শিখা চিরন্তন।
⚛ দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের কথা স্মরণ করে নির্মিত হয়- রায়ের বাজার বধ্যভূমি।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩১৫. শহিদদের স্মৃতির উদ্দেশ্যে কী নির্মিত হয়? (জ্ঞান)
[ক] প্রাঙ্গণ
✅ জাতীয় স্মৃতিসৌধ গ মসজিদ
[ঘ] পিরামিড

৩১৬. ঢাকা থেকে সাভারের দূরত্ব কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] ৩০
[খ] ৩২
[গ] ৩৩
✅ ৩৫

৩১৭. মূল জাতীয় স্মৃতিসৌধে কত জোড়া দেয়াল রয়েছে? (জ্ঞান)
✅ সাত
[খ] আট
[গ] নয়
[ঘ] দশ

৩১৮. জাতীয় স্মৃতিসৌধের দেওয়ালগুলো কোন আকৃতির? (জ্ঞান)
[ক] আয়তকার
[খ] বর্গাকার
✅ ত্রিভুজাকার
[ঘ] কর্ণাকার

৩১৯. জাতীয় স্মৃতিসৌধের নির্মাণকাজ কখন শুরু হয়? (জ্ঞান)
[ক] ১৯৭০
[খ] ১৯৭১
✅ ১৯৭২
[ঘ] ১৯৭৩

৩২০. জাতীয় স্মৃতিসৌধের কাজ সম্পন্ন হয় কতটি পর্যায়ে? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৩২১. বাঙালির প্রতিবাদী মনোভাবের মূর্ত প্রতীক কী? (জ্ঞান)
✅ অপরাজেয় বাংলা
[খ] গৌরবময় ত্যাগ
[গ] সংগ্রাম
[ঘ] অপূর্ব দক্ষতা

৩২২. অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
[গ] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
[ঘ] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

৩২৩. সৈয়দ আবদুল্লাহ খালিদ কে? (জ্ঞান)
✅ মুক্তিযোদ্ধা ভাস্কর
[খ] ছাত্র
[গ] শিক্ষক
[ঘ] লেখক

৩২৪. তিনজন তরুণ মুক্তিযোদ্ধার অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে কোথায়? (জ্ঞান)
[ক] জাতীয় স্মৃতিসৌধে
[খ] বুদ্ধিজীবী স্মৃতিসৌধে
[গ] মুজিবনগর স্মৃতিসৌধে
✅ অপরাজেয় বাংলায়

৩২৫. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? (জ্ঞান)
[ক] মঈনুল হোসেন
✅ তানভির করিম
[গ] নিতুন কুন্ডু
[ঘ] কামরুল হাসান

৩২৬. বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে? (জ্ঞান)
[ক] তানভির করিম
[খ] নিতুন কুন্ডু
✅ মোস্তফা আলী কুদ্দুস
[ঘ] কামরুল হাসান

৩২৭. বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নির্মাণকাজ শেষ হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৭১
✅ ১৯৭২
[গ] ১৯৭৩
[ঘ] ১৯৭৪

৩২৮. ‘শিখা চিরন্তন’ নির্মিত হয়েছে কেন? (অনুধাবন)
[ক] রাজাকারদের স্মৃতি রক্ষার্থে
✅ শহিদদের স্মৃতি চির জাগরূক রাখার জন্য
[গ] পাক বাহিনীর জন্য
[ঘ] বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করার জন্য

৩২৯. শহিদদের স্মৃতি চির জাগরুক রাখতে কী নির্মিত হয়? (জ্ঞান)
[ক] অপরাজেয় বাংলা
[খ] রাজু ভাস্কর্য
[গ] প্রজন্ম ভাস্কর্য
✅ শিখা চিরন্তন

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩০ ও ৩৩১ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। যার উচ্চতা ১২ ফুট। যা ১৯৭১ খ্রিষ্টাব্দের মুক্তি যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়।

৩৩০. অনুচ্ছেদে কোন স্থাপনার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] স্মৃতিসৌধ
[খ] শিখা চিরন্তন
✅ অপরাজেয় বাংলা
[ঘ] বুদ্ধিজীবী স্মৃতি সৌধ

৩৩১. উক্ত স্থাপনাটি- (অনুধাবন)
i. ছাত্র সমাজের প্রেরণার উৎস
ii. বাঙালির প্রতিবাদী চেতনার প্রতীক
iii. পাক বাহিনীর মূর্তপ্রতীক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment