SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১২ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
দ্বাদশ অধ্যায়

Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-12
History of Bangladesh and World Civilization
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯ খ্রিষ্টাব্দ)

১. কে পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন?
[ক] মুহম্মদ আলী জিন্নাহ
✅ ইস্কান্দার মির্জা
[গ] আইয়ুব খান
[ঘ] মালিক ফিরোজ খান

২. আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কারণ-
i. দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সোহরাওয়ার্দীকে গ্রেফতার
ii. ছাত্রদের ওপর পুলিশি নির্যাতন
iii. আইয়ুব খান কর্তৃক নতুন সংবিধান ঘোষণা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
অগ্রণী ক্লাবের সভাপতির একরোখা মনোভাব ও অসহযোগিতামূলক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন ক্লাবের সাধারণ সদস্যগণ। মারুফ সাহেবের নেতৃত্বে সদস্যগণ তাঁদের দাবি-দাওয়া সভাপতির নিকট পেশ করেন। সভাপতি ও তাঁর পক্ষের লোকজন বিষয়টিকে অযৌক্তিক মনে করে প্রত্যাখ্যান করেন। ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে মারুফ সাহেব ও তার অনুসারী সদস্যবৃন্দ সোচ্চার হন।

৩. মারুফ সাহেবের গৃহীত পদক্ষেপ কোন ঐতিহাসিক ঘটনার প্রতিফলন লক্ষ করা যায়?
✅ ছয় দফা দাবি উত্থাপন
[খ] ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন
[গ] আইয়ুব বিরোধী আন্দোলন
[ঘ] ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন

৪. উক্ত ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতেই-
i. আইয়ুব সরকার আতঙ্কিত হয়ে পড়ে
ii. বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়
iii. বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের পথে ধাবিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. COP এর পূর্ণ নাম কী? (সকল বোর্ড - ২০১৬)
[ক] Combine Opposite Party
✅ Combined Opposition Party
[গ] Combined Opposite Party
[ঘ] Combine Opposition Party

২. ঢাকার কোন স্থানের জনসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়? (সকল বোর্ড - ২০১৫)
✅ রেসকোর্স ময়দানে
[খ] ঢাকা বিশ্ববিদ্যালয়ে
[গ] ভিক্টোরিয়া পার্কে
[ঘ] লালবাগ কেল্লায়

৩. ১৯৫৬ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ কে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মনোনীত হন? (নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] একে ফজলুল হক
[খ] মোহাম্মদ আলী জিন্নাহ
[গ] খাজা নাজিমুদ্দীন
✅ জেনারেল ইস্কান্দার মির্জা

৪. ইস্কান্দার মির্জার কার্যক্রম আমাদের কোন ধারাকে ব্যাহত করে? (বিএএফ শাহীন কলেজ, যশোর)
[ক] সমাজতন্ত্রের বিকাশ
✅ গণতন্ত্রের বিকাশ
[গ] পুঁজিবাদের বিকাশ
[ঘ] স্বৈরতন্ত্রের বিকাশ

৫. ইস্কান্দার মির্জা কাকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন? (ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, মোমেনশাহী)
✅ আইয়ুব খানকে
[খ] ওমরাও খানকে
[গ] শাহেদ আলীকে
[ঘ] আতহার আলীকে

৬. জেনারেল আইয়ুব খান কাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন? (ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়, ঢাকা)
[ক] এ কে ফজলুল হককে
[খ] খাজা নাজিমুদ্দীনকে
[গ] ওমরাও খানকে
✅ ইস্কান্দার মির্জাকে

৭. মৌলিক গণতন্ত্র চালু করেন কে? (রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ; বিএএফ শাহীন কলেজ, যশোর)
✅ আইয়ুব খান
[খ] খাজা নাজিমুদ্দীন
[গ] ইয়াহিয়া খান
[ঘ] লিয়াকত আলী খান

৮. মৌলিক গণতন্ত্র কয় স্তরবিশিষ্টি ছিল? (বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট; পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর)
[ক] ১
[খ] ২
[গ] ৩
✅ ৪

৯. মৌলিক গণতন্ত্রের স্তরবিন্যাসে কোনটি সঠিক? (নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ গ্রাম ➜ থানা ➜ জেলা ➜ বিভাগ
খ গ্রাম ➜ জেলা ➜ থানা ➜ বিভাগ
[গ] গ্রাম ➜ থানা ➜ পৌরসভা ➜ বিভাগ
[ঘ] গ্রাম ➜ উপজেলা ➜ বিভাগ ➜ থানা

১০. শিক্ষা আন্দোলন কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়? (নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ১৯৬০
[খ] ১৯৬১
✅ ১৯৬২
[ঘ] ১৯৬৩

১১. শরীফ কমিশনের সুপারিশ স্থগিত করার কারণ কোনটি? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)
[ক] জনসমর্থন না থাকা
✅ ছাত্র আন্দোলন
[গ] অনুমোদন না পাওয়া
[ঘ] শিক্ষকদের বিরোধিতা

১২. COP কত খ্রিষ্টাব্দে গঠিত হয়? (বিএএফ শাহীন কলেজ, যশোর)
✅ ১৯৬৫
[খ] ১৯৬৬
[গ] ১৯৬৭
[ঘ] ১৯৬৮

১৩. COP এর পূর্ণরূপ কী? (নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] Combine Oposition Party
✅ Combined Opposition Party
[গ] Combined Oposit Party
[ঘ] Combine Opposition Party

১৪. ১৯৬৫ খ্রিষ্টাব্দের পাক ভারত যুদ্ধের অবসান হয় কীভাবে? (মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] জাতিসংঘের হস্তক্ষেপে
✅ কোসিগিনের মধ্যস্থতায়
[গ] ইউএনডিপির হস্তক্ষেপে
[ঘ] হিটলারের মধ্যস্থতায়

১৫. আইয়ুব খানের শাসনামলে মোট বাজেটের কয় ভাগ সামরিক বাজেট ছিল? (পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর; এ.ভি.জে এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ৫০%
✅ ৬০%
[গ] ৭০%
[ঘ] ৮০%

১৬. পাকিস্তান শাসনামলে বাংলা কোন বর্ণে লেখার চেষ্টা করা হয়? (ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়, ঢাকা)
[ক] উর্দু
[খ] ইংরেজি
[গ] হিন্দি
✅ আরবি

১৭. ছয় দফা কর্মসূচি কে ঘোষণা করেন? (আজিমপুর গভ. গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা; কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] একে ফজলুল হক
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[গ] জামালী
[ঘ] আইয়ুব খান

১৮. ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয় কত সালে? (পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া; বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] ১৯৬৫
✅ ১৯৬৬
[গ] ১৯৬৭
[ঘ] ১৯৬৮

১৯. ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব কোথায় পেশ করা হয়? (মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, ঢাকা)
✅ লাহোরে
[খ] পাঞ্জাবে
[গ] ইসলামাবাদে
[ঘ] অমৃতসরে

২০. বঙ্গবন্ধু ছয় দফাকে কী বলে আখ্যায়িত করেন? (যশোর জিলা স্কুল)
[ক] আমাদের উন্নয়নের দাবি
✅ আমাদের বাঁচার দাবি
[গ] আমাদের ভাষার দাবি
[ঘ] আমাদের স্বাধীনতার দাবি

২১. ছয় দফা কেন এত বেশি জনপ্রিয় হয়েছিল? (মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ)
[ক] এতে বাঙালির সব চাওয়া পাওয়া ছিল
[খ] এতে পাকিস্তানিদের হটানোর কৌশল ছিল
✅ এতে জনগণের আশার প্রতিফলন ছিল
[ঘ] এতে জনমতের প্রভাব ছিল

২২. ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণ অভ্যুত্থান হয়েছিল কোন শাসকের বিরুদ্ধে? (দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল)
[ক] ইয়াহিয়া খানের
[খ] নুরুল আমিনের
✅ আইয়ুব খানের
[ঘ] নাজিমুদ্দীনের

২৩. বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটে কত খ্রিষ্টাব্দে? (আজিমপুর গভ. গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা)
[ক] ১৯৬৮
✅ ১৯৬৯
[গ] ১৯৭০
[ঘ] ১৯৭১

২৪. আইয়ুব খান কার নিকট ক্ষমতা হস্তাস্তর করেন? (পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বগুড়া)
[ক] বঙ্গবন্ধুর নিকট
[খ] ইস্কান্দার মির্জার নিকট
✅ ইয়াহিয়া খান এর নিকট
[ঘ] ভাসানীর নিকট

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলাফল হলো- (সকল বোর্ড - ২০১৬)
i. আইয়ুব খানের পদত্যাগ
ii. ইয়াহিয়ার ক্ষমতা গ্রহণ
iii. মোনায়েম খানকে অপসারণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬. শেখ মুজিবুর রহমান ছয়দফা কর্মসূচী ঘোষণা করেছিলেন কেন? (সকল বোর্ড - ২০১৫)
i. ঔপনিবেসিক শাসন থেকে মুক্তির জন্য
ii. বৈষম্যের হাত থেকে মুক্তির জন্য
iii. পূর্ব পাকিস্তানের নিরাপত্তার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭. ছয় দফা কর্মসূচি ঘোষণায় যথার্থ কারণ হলো- (বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
i. পাকিস্তানি ঔপনিবেশিক শাসন থেকে যুক্তি
ii. পূর্ব বাংলাকে দেশ হিসেবে স্বীকৃতি
iii. পাকিস্তানি ঔপনিবেশিক শোষণ থেকে মুক্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. ছয় দফা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল- (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
i. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা
ii. পৃথক মুদ্রা চালু
iii. মিলিশিয়া বাহিনী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯. ১৯৬৯ খ্রিষ্টাব্দের আইয়ুব খানের গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত ছিলেন- (পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া)
i. মওলানা ভাসানী
ii. এ কে ফজলুল হক
iii. শেখ মুজিবুর রহমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. ১৯৬৯ সালে পুলিশের গুলিতে নিহত হয়- (ক্যান্টনমেন্ট হাইস্কুল, যশোর)
i. আসাদুজ্জামান
ii. কিশোর মতিউর
iii. শামসুজ্জোহা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৫৯

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩১. কার সময়কালে সামরিক বাহিনী রাজনীতিতে ব্যাপক প্রভাব রাখা শুরু করে? (জ্ঞান)
✅ জেনারেল ইস্কান্দার মির্জা
[খ] জেনারেল আইয়ুব খান
[গ] জুলফিকার আলী ভুট্টো
[ঘ] জেনারেল ইয়াহিয়া খান

৩২. পাকিস্তান আমলে কার ষড়যন্ত্রের স্থলে কয়েকবার কেন্দ্রীয় মন্ত্রিসভার পতন হয়? (জ্ঞান)
[ক] জেনারেল টিক্কা খান
✅ জেনারেল ইস্কান্দার মির্জা
[গ] জেনারেল আইয়ুব খান
[ঘ] জেনারেল ইয়াহিয়া খান

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১২

৩৩. পাকিস্তানের কোন প্রেসিডেন্ড এর সময়ে পূর্ব বাংলায় আওয়ামী লীগ ও কৃষক-শ্রমিক পার্টির দ্বন্দ্ব চরমে উঠে?
 (জ্ঞান)
[ক] নুরুল আমীন সরকারের
✅ ইস্কান্দার মির্জার
[গ] খাজা নাজিমুদ্দীনের
[ঘ] আইয়ুব খানের

৩৪. ১৯৫৬ খ্রিষ্টাব্দে পূর্ব বাংলা আইন পরিষদে ডেপুটি স্পিকার কে ছিলেন? (জ্ঞান)
[ক] আলী মির্জা
[খ] শওকত আলী
✅ শাহেদ আলী
[ঘ] আব্দুল হামিদ

৩৫. পাকিস্তান আমলে ডেপুটি স্পিকার শাহেদ আলী কীভাবে নিহত হন? (অনুধাবন)
[ক] বুকে আঘাত পেয়ে
[খ] হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে
✅ মাথায় আঘাত পেয়ে
[ঘ] গুলিবিদ্ধ হয়ে

৩৬. কার মৃত্যু ইস্কান্দার মির্জার সেনা শাসন প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি করে দেয়? (জ্ঞান)
[ক] আইয়ুব খান
[খ] আব্দুল হামিদ
[গ] ইয়াহিয়া খান
✅ শাহেদ আলী

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৭. পাকিস্তান সৃষ্টির পর থেকেই শাসনব্যবস্থায় লক্ষ করা যায়- (অনুধাবন)
i. গণতান্ত্রিক প্রবণতা
ii. আমলাতান্ত্রিক প্রবণতা
iii. স্বৈরতান্ত্রিক প্রবণতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 ১৯৫৮ খ্রিষ্টাব্দের সামরিক শাসন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৫৯
⚛ পাকিস্তানে সামরিক শাসন জারি হয়- ১৯৫৮ খ্রিষ্টাব্দে।
⚛ পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন- ইস্কান্দার মির্জা।
⚛ প্রথম সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন- জেনারেল আইয়ুব খান।
⚛ ইস্কান্দার মির্জাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে- আইয়ুব খান।
⚛ আইয়ুব প্রদত্ত নির্বাচনের মূল ভিত্তি ছিল- ‘মৌলিক গণতন্ত্র’।
⚛ মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি হয়- ১৯৫৯ খ্রিষ্টাব্দে।
⚛ প্রাথমিক অবস্তায় মৌলিক গণতন্ত্র ছিল- চারস্তর বিশিষ্ট।
⚛ পূর্ববাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন- মেজর জেনারেল ওমরাও।
⚛ ‘মৌলিক গণতন্ত্রের’ ভিত্তিতে পাঁচ বছরের জন্য আস্থা ভোটে নির্বাচিত হন- আইয়ুব খান।
⚛ সামরিক শাসন প্রত্যাহার করা হয়- ৮ জুন ১৯৬২ খ্রিষ্টাব্দে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৮. ইস্কান্দার মির্জা কত খ্রিষ্টাব্দে সামরিক শাসন জারি করেন? (জ্ঞান)
[ক] ১৯৫২
[খ] ১৯৫৪
[গ] ১৯৫৬
✅ ১৯৫৮

৩৯. কোন সরকারব্যবস্থা উৎখাত করে ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন? (জ্ঞান)
[ক] সমাজতান্ত্রিক
✅ সংসদীয়
[গ] ধনতান্ত্রিক
[ঘ] রাজতান্ত্রিক

৪০. পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকাশক্তি ছিল কারা? (জ্ঞান)
[ক] সেনাবাহিনী
✅ সামরিক কর্মকর্তাগণ
[গ] পুলিশবাহিনী
[ঘ] সিভিল সার্ভিস কর্মকর্তাগণ

৪১. পাকিস্তানে প্রথম রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেন কে? (জ্ঞান)
[ক] ইয়াহিয়া খান
[খ] আয়ুব খান
✅ ইস্কান্দার মির্জা
[ঘ] খন্দকার মোশতাক

৪২. ইস্কান্দার মির্জাকে কত তারিখে অপসারণ করা হয়? (জ্ঞান)
[ক] ২৫ অক্টোবর
[খ] ২৬ অক্টোবর
✅ ২৭ অক্টোবর
[ঘ] ২৮ অক্টোবর

৪৩. ‘মৌলিক গণতন্ত্র’ কী? (জ্ঞান)
[ক] রাজনৈতিক কৌশল
✅ এক ধরনের সীমিত গণতন্ত্র
[গ] রাজনৈতিক সাম্য
[ঘ] শাসনতান্ত্রিক আইন

৪৪. কত খ্রিষ্টাব্দে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৫৮
✅ ১৯৫৯
[গ] ১৯৬০
[ঘ] ১৯৬১

৪৫. মৌলিক গণতন্ত্রের স্তরবিন্যাস কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] গ্রাম➜ জেলা ➜ থানা➜ বিভাগ
[খ] জেলা ➜ গ্রাম ➜ বিভাগ ➜ থানা
[গ] থানা ➜ গ্রাম ➜ বিভাগ ➜ জেলা
✅ গ্রাম ➜ থানা ➜ জেলা ➜ বিভাগ

৪৬. মৌলিক গণতন্ত্রের গ্রামীণ স্তরের নাম কী ছিল? (জ্ঞান)
[ক] টাউন কমিটি
[খ] ইউনিয়ন কমিটি
[গ] তহশিল পরিষদ
✅ ইউনিয়ন পরিষদ

৪৭. সালমা একজন ইতিহাসের ছাত্রী। সে ক্লাস থেকে মৌলিক গণতন্ত্রের প্রবর্তনকারী সম্পর্কে জানতে পারল। সালমা কার নাম জানতে পারল? (প্রয়োগ)
[ক] ইস্কান্দার মির্জার
[খ] ইয়াহিয়া খানের
✅ আইয়ুব খানের
[ঘ] নাজিমুদ্দীনের

৪৮. মৌলিক গণতন্ত্রের তহশিল পরিষদ স্তরটি কোথায় ছিল? (জ্ঞান)
[ক] পূর্ব পাকিস্তানে
[খ] পূর্ব বাংলায়
✅ পশ্চিম পাকিস্তানে
[ঘ] পশ্চিম বাংলায়

৪৯. মৌলিক গণতন্ত্রের আওতায় কতজন মৌলিক গণতন্ত্রী নিয়ে নির্বাচকমণ্ডলী গঠিত হয়? (জ্ঞান)
✅ ৮০,০০০
[খ] ৭০,০০০
[গ] ৫০,০০০
[ঘ] ৪০,০০০

৫০. মৌলিক গণতন্ত্রের নির্বাচকদের কী বলা হতো? (জ্ঞান)
[ক] অফিসার 
✅বিডি মেম্বার
[গ] এমপি
[ঘ] চেয়ারম্যান

৫১. মৌলিক গণতন্ত্রের ভোটে আইয়ুব খান কত খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট নির্বাচিত হন? (জ্ঞান)
✅ ১৯৬০
[খ] ১৯৬১
[গ] ১৯৬২
[ঘ] ১৯৬৩

৫২. আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের ভোটে ১৯৬০ খ্রিষ্টাব্দে কত বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

৫৩. ১৯৬২ খ্রিষ্টাব্দের কত তারিখে সামরিক আইন প্রত্যাহার করা হয়? (জ্ঞান)
[ক] ২ জুন
[খ] ৪ জুন
[গ] ৬ জুন
✅ ৮ জুন

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৪. ইস্কান্দার মির্জা দেশে সামরিক শাসন জারি করে- (অনুধাবন)
i. মন্ত্রিসভা বরখাস্ত করেন
ii. সংবিধান বাতিল করেন
iii. দেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৫. আইয়ুব খান মৌলিক গণতন্ত্র চালু করেন- (অনুধাবন)
i. রাজনৈতিক কাঠামো পরিবর্তনের জন্য
ii. সামাজিক কাঠামো পরিবর্তনের জন্য
iii. শাসন কাঠামো পরিবর্তনের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. মৌলিক গণতন্ত্রের অন্তর্ভুক্ত ছিল- (অনুধাবন)
i. ইউনিয়ন পরিষদ
ii. থানা পরিষদ
iii. জেলা পরিষদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৭. মৌলিক গণতন্ত্রের স্তরগুলোতে সদস্য থাকত- (অনুধাবন)
i. নির্বাচিত
ii. মনোনীত
iii. দলগত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়- (অনুধাবন)
i. পূর্ব-বাংলায় ৪০,০০০ নির্বাচনি ইউনিট নিয়ে
ii. পশ্চিম-পাকিস্তানে ৪০,০০০ নির্বাচনি ইউনিট নিয়ে
iii. পাকিস্তানের উভয় অংশে ৯০,০০০ নির্বাচনি ইউনিট নিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের ফলে- (অনুধাবন)
i. সংবিধান প্রণয়নের ক্ষমতা লাভ করেন
ii. ১৯৬০ খ্রিষ্টাব্দে প্রেসিডেন্ট নির্বাচিত হন
iii. সেনা শাসনের প্রধান নির্বাচিত হন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও :
নবম শ্রেণির ছাত্র তানভির ইতিহাস বই পড়ে জানতে পারে, ১৯৫৮ খ্রিষ্টাব্দে তৎকালীন পাকিস্তানের একজন জেনারেল পাকিস্তানের শাসন ক্ষমতা কুক্ষিগত করেন। উক্ত জেনারেল প্রচলিত জনগণের শাসন পদ্ধতি পরিত্যাগ করে অদ্ভুত ও নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন।

৬০. অনুচ্ছেদে কোন জেনারেলের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] জেনারেল ইয়াহিয়া খান
[খ] জেনারেল টিক্কা খান
[গ] জেনারেল ইস্কান্দার মির্জা
✅ জেনারেল আইয়ুব খান

৬১. উক্ত জেনারেলের প্রবর্তিত পদ্ধতির ফলে- (উচ্চতর দক্ষতা)
i. গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়
ii. জেনারেলের ক্ষমতায় থাকা সহজ হয়
iii. রাজতন্ত্র প্রচলিত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 সামরিক শাসনবিরোধী আন্দোলন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৬০
⚛ দেশবিরোধি ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়- সোহরাওয়ার্দীকে।
⚛ সোহরাওয়ার্দীকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্ররা ধর্মঘট ডাকে- ১লা ফেব্রুয়ারি-৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
⚛ ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়- ৭ ফেব্রুয়ারি।
⚛ ছাত্র আন্দোলন নতুন রূপ নেয়- বাষট্টির শিক্ষা আন্দোলন নামে।
⚛ ‘ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট’ এর উদ্দেশ্য- গণতন্ত্র পুনরুদ্ধার ও ১৯৫৬ সংবিধানে ফিরে যাওয়া।
⚛ ভারত-পাকিস্তানের বৈরিতার সূত্রপাত হয় কাশ্মীরকে ঘিরে।
⚛ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ হয়- ২ বার।
⚛ ভারত-পাকিস্তান যুদ্ধের অবসান হয়- তাসখন্দ চুক্তির মাধ্যমে।
⚛ জীবনবাজি রেখে লাহোর রক্ষা করে- বাঙালি সেনারা।
⚛ ১৯৬৫ খ্রিষ্টাব্দে কাশ্মীরের নেতা ছিলেন- শেখ আব্দুল্লাহ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬২. সোহরাওয়ার্দীকে কত খ্রিষ্টাব্দে গ্রেফতার করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৬০
[খ] ১৯৬১
✅ ১৯৬২
[ঘ] ১৯৬৩

৬৩. সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হয় কেন? (অনুধাবন)
[ক] হত্যার অভিযোগে
✅ দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে
[গ] অবৈধ হরতাল আহবানের অভিযোগে
[ঘ] জনগণকে নৈরাজ্য সৃষ্টিতে উসকানির অভিযোগে

৬৪. ১৯৬২ খ্রিষ্টাব্দের কত তারিখে ছাত্ররা ধর্মঘট ডাকে? (জ্ঞান)
✅ ১ ফেব্রুয়ারি
[খ] ২ ফেব্রুয়ারি
[গ] ৩ ফেব্রুয়ারি
[ঘ] ৪ ফেব্রুয়ারি

৬৫. ১৯৬২ খ্রিষ্টাব্দের ছাত্ররা একটানা কত দিন ধর্মঘট পালন করেন? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

৬৬. ১৯৬২ খ্রিষ্টাব্দের কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়? (জ্ঞান)
[ক] ৫ ফেব্রুয়ারি
[খ] ৬ ফেব্রুয়ারি
✅ ৭ ফেব্রুয়ারি
[ঘ] ৮ ফেব্রুয়ারি

৬৭. আইয়ুববিরোধী আন্দোলনের জন্য সরকার কত তারিখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়? (জ্ঞান)
[ক] ৫ ফেব্রুয়ারি
[খ] ৬ ফেব্রুয়ারি
✅ ৭ ফেব্রুয়ারি
[ঘ] ৮ ফেব্রুয়ারি

৬৮. ১৯৬২ খ্রিষ্টাব্দের কত তারিখে আইয়ুব খান নতুন সংবিধান ঘোষণা করেন? (জ্ঞান)
✅ ১ মার্চ
[খ] ২ মার্চ
[গ] ৩ মার্চ
[ঘ] ৪ মার্চ

৬৯. ১৯৬২ খ্রিষ্টাব্দে পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন? (জ্ঞান)
[ক] আইয়ুব খান
✅ মোনায়েম খান
[গ] ইয়াহিয়া খান
[ঘ] মির্জা খান

৭০. শরীফ শিক্ষা কমিশনের শিক্ষাসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পায় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৬০
[খ] ১৯৬১
✅ ১৯৬২
[ঘ] ১৯৬৪

৭১. ১৯৬২ খ্রিষ্টাব্দের ছাত্র আন্দোলন কী নামে পরিচিত? (জ্ঞান)
✅ বাষট্টির শিক্ষা আন্দোলন
[খ] বাষট্টির গণতন্ত্র আন্দোলন
[গ] বাষট্টির গণআন্দোলন
[ঘ] বাষট্টির সামরিক আন্দোলন

৭২. ১৯৬২ খ্রিষ্টাব্দের কত থেকে কত তারিখ পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ ১৫ আগস্ট-১০ সেপ্টেম্বর
[খ] ১৬ আগস্ট-১১ সেপ্টেম্বর
[গ] ১৭ আগস্ট-১২ সেপ্টেম্বর
[ঘ] ১৮ আগস্ট-১৩ সেপ্টেম্বর

৭৩. শরীফ কমিশনের সুপারিশ স্থগিত করার কারণ কোনটি? (জ্ঞান)
[ক] জনসমর্থন না থাকা
✅ ছাত্র আন্দোলন
[গ] অনুমোদন না পাওয়া
[ঘ] শিক্ষকদের বিরোধিতা

৭৪. কোন আন্দোলনের ফলে ছাত্ররা আইয়ুববিরোধী আন্দোলনে আরও শক্তি সঞ্চয় করতে পেরেছিলেন? (অনুধাবন)
✅ বাষট্টির শিক্ষা আন্দোলন
[খ] মৌলিক গণতন্ত্রবিরোধী আন্দোলন
[গ] সামরিক সরকারবিরোধী আন্দোলন
[ঘ] বাষট্টির গণআন্দোলন

৭৫. মিমের বাবা ষাট-এর দশকের মানুষ। মিম তার বাবার কাছ থেকে কোন আন্দোলনের কথা জানতে পারবে? (প্রয়োগ)
✅ বাষট্টির শিক্ষা আন্দোলন
[খ] বাষট্টির গণআন্দোলন
[গ] মৌলিক গণতন্ত্রবিরোধী আন্দোলন
[ঘ] সামরিক সরকারবিরোধী আন্দোলন

৭৬. পাকিস্তানে সামরিক আইন স্থগিত করা হয় ১৯৬২ খ্রিষ্টাব্দের কত তারিখে? (জ্ঞান)
[ক] ৫ জুন
[খ] ৬ জুন
[গ] ৭ জুন
✅ ৮ জুন

৭৭. ১৯৬২ খ্রিষ্টাব্দের কত তারিখে পাকিস্তানে দলীয় রাজনীতির অধিকার আবার ফিরে আসে? (জ্ঞান)
[ক] ৬ জুন
✅ ৮ জুন
[গ] ১০ জুন
[ঘ] ১২ জুন

৭৮. আইয়ুব খান নিজেই যে রাজনৈতিক দল গঠন করেন তার নাম কী? (জ্ঞান)
✅ কনভেনশন মুসলিম লীগ
[খ] নেজাম ইসলাম
[গ] আওয়ামী লীগ
[ঘ] ন্যাশনাল আওয়ামী পার্টি

৭৯. সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আইয়ুববিরোধী মোর্চা গঠনের আহবান জানান কে? (জ্ঞান)
[ক] ফজলুল হক
✅ সোহরাওয়ার্দী
[গ] মোনায়েম খান
[ঘ] আইয়ুব খান

৮০. এনডিএফ কী? (জ্ঞান)
[ক] একটি সাহায্য সংস্থা
[খ] একটি বেসরকারি প্রতিষ্ঠান
[গ] একটি রাজনৈতিক সংগঠন
✅ একটি রাজনৈতিক মোর্চা

৮১. এনডিএফ (NDF) এর পূর্ণ রূপ কোনটি? (জ্ঞান)
✅ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট
[খ] ন্যাশনাল ডোমিন্যান্ট ফ্রন্ট
[গ] ন্যাপ ডেমোক্রেটিক ফ্রন্ট
[ঘ] ন্যাশনাল ডেকোক্রেটিক ফোরাম

৮২. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে এনডিএফ গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল? (জ্ঞান)
✅ গণতন্ত্র পুনরুদ্ধার
[খ] পুঁজিবাদের সম্প্রসারণ
[গ] বাংলার স্বাধীনতা অর্জন
[ঘ] আইয়ুব সরকারের পতন

৮৩. সোহরাওয়ার্দী কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন? (জ্ঞান)
[ক] ১৯৬০
[খ] ১৯৬১
[গ] ১৯৬২
✅ ১৯৬৩

৮৪. ১৯৬৪ খ্রিষ্টাব্দে NDF থেকে বেরিয়ে আসে কোন দল? (জ্ঞান)
[ক] নেজামে ইসলাম
✅ আওয়ামী লীগ
[গ] কাউন্সিল মুসলিম লীগ
[ঘ] ন্যাশনাল আওয়ামী লীগ

৮৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হলেন কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৬২
✅ ১৯৬৪
[গ] ১৯৬৬
[ঘ] ১৯৬৮

৮৬. NDF কত খ্রিষ্টাব্দে নিষ্ক্রিয় হয়ে পড়ে? (জ্ঞান)
✅ ১৯৬৪
[খ] ১৯৬৫
[গ] ১৯৬৬
[ঘ] ১৯৬৭

৮৭. NDF-এর নিষ্ক্রিয়তার কারণ কী? (প্রয়োগ)
[ক] কনভেনশন মুসলিম লীগের বেরিয়ে যাওয়া
✅ আওয়ামী লীগ-এর বেরিয়ে যাওয়া
[গ] নেজামে ইসলাম-এর বেরিয়ে যাওয়া
[ঘ] কাউন্সিল মুসলিম লীগের বেরিয়ে যাওয়া

৮৮. ‘কপ’ (COP) কী? (জ্ঞান)
✅ নির্বাচনি জোট
[খ] রাজনৈতিক দল
[গ] সাংস্কৃতিক জোট
[ঘ] উন্নয়ন প্রকল্প

৮৯. ১৯৬৫ খ্রিষ্টাব্দের মৌলিক গণতন্ত্রের নির্বাচনে COP জোটের প্রার্থী কে ছিলেন? (জ্ঞান)
[ক] আইয়ুব খান
[খ] আজগর খান
✅ ফাতেমা জিন্নাহ
[ঘ] জুলফিকার আলী ভুট্টো

৯০. ফাতেমা জিন্নাহ কে ছিলেন? (জ্ঞান)
[ক] আইয়ুব খানের বোন
[খ] ইস্কান্দার মির্জার বোন
[গ] জুলফিকার আলী ভুট্টোর বোন
✅ মুহাম্মদ আলী জিন্নাহর বোন

৯১. ‘কনভেনশন মুসলিম লীগ’ নামে রাজনৈতিক দলটি গঠন করেন কে? (জ্ঞান)
[ক] টিক্কা খান
[খ] নুরুল আমিন
✅ আইয়ুব খান
[ঘ] নাজিমুদ্দীন

৯২. ১৯৬৬ খ্রিষ্টাব্দের নির্বাচনে কোন দল জয়ী হয়? (জ্ঞান)
[ক] মুসলিম লীগ
[খ] আওয়ামী লীগ
✅ কনভেনশন মুসলিম লীগ
[ঘ] কাউন্সিল মুসলিম লীগ

৯৩. কত খ্রিষ্টাব্দে ভারত ও পাকিস্তানের জন্ম হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৬
✅ ১৯৪৭
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৫০

৯৪. ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের সূত্রপাত হয় কোনটিকে ঘিরে? (জ্ঞান)
[ক] বাংলাদেশ
✅ কাশ্মীর
[গ] বিহার
[ঘ] আসাম

৯৫. ১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত ও পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই ‘ক’ অঞ্চলকে কেন্দ্র করে তাদের মধ্যে বৈরিতা শুরু হয়। ‘ক’ অঞ্চল নিচের কোনটিকে নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] আসাম
[খ] পাঞ্জাব
✅ কাশ্মীর
[ঘ] বেলুচিস্তান

৯৬. কাশ্মীরকে নিয়ে প্রথম যুদ্ধ হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
✅ ১৯৪৭
[খ] ১৯৪৮
[গ] ১৯৪৯
[ঘ] ১৯৫০

৯৭. কত খ্রিষ্টাব্দে প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ হয়? (জ্ঞান)
[ক] ১৯৬৪
✅ ১৯৪৭
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৪৯

৯৮. কোন নেতার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ভারত আক্রমণ করে কাশ্মীর দখল করা? (জ্ঞান)
[ক] ইয়াহিয়া খান
[খ] মোনায়েম খান
✅ আইয়ুব খান
[ঘ] নাজিমুদ্দীন

৯৯. কাশ্মীর নেতা শেখ আবদুল্লাহকে কত খ্রিষ্টাব্দে গ্রেফতার করা হয়? (জ্ঞান)
✅ ১৯৬৫
[খ] ১৯৬৬
[গ] ১৯৬৭
[ঘ] ১৯৬৮

১০০. ১৯৬৫ খ্রিষ্টাব্দে ভারতের কাশ্মীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন? (অনুধাবন)
[ক] আবদুল নাসের গ্রেফতার হলে
[খ] ওবায়দুল্লাহ গ্রেফতার হলে
✅ শেখ আবদুল্লাহ গ্রেফতার হলে
[ঘ] আইয়ুব খান গ্রেফতার হলে

১০১. সাকিবের দাদা পাকিস্তান আমলে ১৯৬৫ খ্রিষ্টাব্দে পাক-ভারত যুদ্ধে অংশ নেন। সাকিব তার দাদার কাছে কোন রাজ্যের নাম জানতে পারবে? (প্রয়োগ)
[ক] গুজরাট
[খ] পাঞ্জাব
[গ] লাহোর
✅ কাশ্মীর

১০২. তুহিন ইতিহাসের ছাত্র হিসেবে ১৯৪৭ ও ১৯৬৫ খ্রিষ্টাব্দের পাক-ভারত যুদ্ধের মধ্যে মিল খোঁজার চেষ্টা করছে। সে ক্ষেত্রে নিচের কোন সমস্যাটি তার কাজটিকে সহজ করবে বরে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
[ক] তাসখন্দ সমস্যা
[খ] পাঞ্জাব সমস্যা
✅ কাশ্মীর সমস্যা
[ঘ] লাহোর সমস্যা

১০৩. ১৯৬৫ খ্রিষ্টাব্দের কত তারিখে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়? (জ্ঞান)
[ক] ৫ আগস্ট
✅ ৬ আগস্ট
[গ] ৭ আগস্ট
[ঘ] ৮ আগস্ট

১০৪. ১৯৬৫ খ্রিষ্টাব্দে পাকিস্তান-ভারত যুদ্ধ কত দিন স্থায়ী হয়েছিল? (জ্ঞান)
[ক] ১৫
[খ] ১৬
✅ ১৭
[ঘ] ১৮

১০৫. কত খ্রিষ্টাব্দে তাসখন্দ শহরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৫৯
[খ] ১৯৬৫
[গ] ১৯৬৭
✅ ১৯৬৬

১০৬. কোসিগিন কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? (জ্ঞান)
[ক] ইংল্যান্ডের
[খ] আমেরিকার
✅ সোভিয়েত ইউনিয়নের
[ঘ] ঘানার

১০৭. কোন দেশের হস্তক্ষেপে ১৯৬৫ খ্রিষ্টাব্দের পাক-ভারত যুদ্ধ সমাপ্ত হয়? (জ্ঞান)
[ক] যুক্তরাষ্ট্র
✅ সোভিয়েত ইউনিয়ন
[গ] যুক্তরাজ্য
[ঘ] কঙ্গো প্রজাতন্ত্র

১০৮. কোন যুদ্ধ পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী চেতনাকে প্রবলভাবে জাগ্রত করে? (জ্ঞান)
✅ পাক-ভারত যুদ্ধ
[খ] পাক-চৈনিক যুদ্ধ
[গ] ভারত-চৈনিক যুদ্ধ
[ঘ] পাক-আফগান যুদ্ধ

১০৯. ১৯৬৫ খ্রিষ্টাব্দে ভারত-পাকিস্তান যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী চেতনা জাগ্রত হয় কেন? (অনুধাবন)
[ক] যুদ্ধে অনেক বাঙালি নিহত হয়েছিল বলে
[খ] যুদ্ধে আইয়ুব খান বাংলাকে অবৈধভাবে ব্যবহার করেছিল বলে
[গ] যুদ্ধে বাঙালি সৈন্যদের অবহেলা করা হয়েছিল বলে
✅ যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের নিরাপত্তা ছিল না বলে

১১০. ১৯৬৫ খ্রিষ্টাব্দে প্রশাসনিক দিক থেকে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে কেন? (অনুধাবন)
✅ পাক-ভারত যুদ্ধের জন্য
[খ] পাক-চৈনিক যুদ্ধের জন্য
[গ] পাক-আফগান যুদ্ধের জন্য
[ঘ] পাক-শ্রীলঙ্কা যুদ্ধের জন্য

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১১. এন.ডি.এফ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল- (অনুধাবন)
i. নেজামে ইসলাম
ii. ন্যাশনাল আওয়ামী পার্টি
iii. কাউন্সিল মুসলিম লীগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১২. বাংলাদেশের ওপর ১৯৬৫ খ্রিষ্টাব্দের যুদ্ধের প্রভাবে- (প্রয়োগ)
i. পূর্ব পাকিস্তানে প্রতিরক্ষাব্যবস্থা অরক্ষিত হয়ে পড়ে
ii. পূর্ব পাকিস্তানে খাদ্যসংকট দেখা দেয়
iii. পূর্ব পাকিস্তানে দ্রব্য মূল্য অত্যধিক বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৩. সোহরাওয়ার্দীকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্ররা- (অনুধাবন)
i. ধর্মঘট ডাকে
ii. ১৪৪ ধারা জারি করে
iii. মিছিল বের করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৪. ১৯৬২ খ্রিষ্টাব্দের ছাত্রদের সংবিধানবিরোধী আন্দোলনে সমর্থন ব্যক্ত করেন- (অনুধাবন)
i. বুদ্ধিজীবী
ii. শিক্ষক
iii. রাজনীতিবিদদের অনেকেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৫. ১৯৬২ খ্রিষ্টাব্দের সংবিধানে বিরোধী ছাত্র আন্দোলনের ওপর কঠোর দমন নীতি চালান- (অনুধাবন)
i. ইয়াহিয়া খান
ii. আইয়ুব খান
iii. মোনায়েম খান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৬. এনডিএফ গঠনের উদ্দেশ্য ছিল- (অনুধাবন)
i. স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা
ii. গণতন্ত্র পুনরুদ্ধার করা
iii. ১৯৫৬ খ্রিস্টাব্দে সংবিধানে ফিরে যাওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৭. ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের অন্তর্ভুক্ত ছিল- (অনুধাবন)
i. আওয়ামী লীগ
ii. নেজামে ইসলাম
iii. ন্যাশনাল আওয়ামী পার্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৮. COP-এর অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. ন্যাপ
ii. নেজামে ইসলাম
iii. আওয়ামী লীগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৯. ১৯৬৫ খ্রিষ্টাব্দে আইয়ুব খান ও তার দল কনভেনশন মুসলিম লীগ জয়লাভ করেন- (অনুধাবন)
i. প্রেসিডেন্ট নির্বাচনে
ii. জাতীয় পরিষদ নির্বাচনে
iii. প্রাদেশিক পরিষদ নির্বাচনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২০. ১৯৪৭ খ্রিষ্টাব্দে কাশ্মীর যুদ্ধে অংশগ্রহণ করে- (অনুধাবন)
i. পাকিস্তান
ii. আফগানিস্তান
iii. ভারত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২১. ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬৫ খ্রিষ্টাব্দে যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তানে দেখা দেয়- (অনুধাবন)
i. খাদ্য সংকট
ii. মুদ্রাস্ফীতি
iii. জননিরাপত্তাহীনতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২২. গণতন্ত্রকে উপেক্ষা করে পশ্চিম পাকিস্তানীরা শাসন করতে থাকে- (অনুধাবন)
i. স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে
ii. একনায়কতান্ত্রিক পদ্ধতিতে
iii. সামকিরতন্ত্রের পদ্ধতিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৩. সুমির শিক্ষক বললেন যে, ১৯৬৫ খ্রিষ্টাব্দের যুদ্ধ বাংলাদেশের ওপর ব্যাপক প্রভাব ফেলে। উক্ত যুদ্ধে- (প্রয়োগ)
i. পূর্ব পাকিস্তানে প্রতিরক্ষাব্যবস্থা অরক্ষিত হয়ে পড়ে
ii. পূর্ব পাকিস্তানে খাদ্যসংকট দেখা দেয়
iii. পূর্ব পাকিস্তানে দ্রব্যমূল্য অত্যধিক বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও :
তুহির এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪-৫ জন প্রার্থী মিলে একটি জোট গঠন করে। কিন্তু তারা বিপরীত প্রার্থীর নির্বাচনি প্রচারণার বিপক্ষে পরাজয়বরণ করেন।

১২৪. অনুচ্ছেদটিতে ইতিহাসের কোন নির্বাচনকে বোঝানো হয়েছে? (প্রয়োগ)
[ক] ১৯৬২
[খ] ১৯৬৪
✅ ১৯৬৬
[ঘ] ১৯৭০

১২৫. উক্ত নির্বাচনে জোটের অন্তর্ভুক্ত ছিল- (অনুধাবন)
i. নেজামে ইসলাম
ii. আওয়ামী লীগ
iii. কনভেনশন মুসলিম লীগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৬ ও ১২৭ নং প্রশ্নের উত্তর দাও :
মীরান তার সহপাঠীদের সাথে ভারতের একটি প্রদেশ ভ্রমণে গিয়ে জানতে পারলেন যে, একে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে দুটি যুদ্ধ সংঘটিত হয়।

১২৬. মীরান ভারতের কোন প্রদেশ ভ্রমণ করেছেন? (প্রয়োগ)
✅ কাশ্মীর
[খ] তাসখন্দ
[গ] পাঞ্জাব
[ঘ] দিল্লি

১২৭. অনুচ্ছেদে উল্লিখিত যুদ্ধ সংঘটিত হয়- (অনুধাবন)
i. ১৯৪৭ খ্রিষ্টাব্দে
ii. ১৯৬২ খ্রিষ্টাব্দে
iii. ১৯৬৫ খ্রিষ্টাব্দে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 পূর্বপাকিস্তানের প্রতি বৈষম্য 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৬১
⚛ পূর্ব পাকিস্তানের ওপর উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে- পশ্চিম পাকিস্তান।
⚛ পাকিস্তান সরকার ১৯৫৮ খ্রিষ্টাব্দে সামরিক শাসন জারি করে কেড়ে নেয়- গণতান্ত্রিক অধিকার।
⚛ পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে বাঙালি ছিল মাত্র- ১১৯ জন।
⚛ ফরেন সার্ভিসে পূর্ব পাকিস্তানের প্রতিনিধি ছিল মাত্র- ২০.৮%।
⚛ পাকিস্তানের সেনাসদস্যদের মধ্যে বাঙালি ছিল মাত্র- ৪% ।
⚛ পূর্বপাকিস্তান সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়- অর্থনৈতিক ক্ষেত্রে।
⚛ পূর্ব বাংলার স্বায়ত্ত্বশাসনের বিপ্লব চলে- ২৪ বছর।
⚛ পূর্ব পাকিস্তানের উদ্বৃত্ত অর্থ জমা হতো- পশ্চিম পাকিস্তানে।
⚛ পাকিস্তানের ৩৫টি শিক্ষাবৃত্তির মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল- ৫টি।
⚛ স্বাধীন ও স্বাধীকার আন্দোলনের সূত্রপাত ঘটে- পূর্ব বাংলায়।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২৮. কত খ্রিষ্টাব্দে লাহোর প্রস্তাব করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৩৬
✅ ১৯৪০
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৫০

১২৯. পূর্ব-বাংলাকে স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে কত বছর? (জ্ঞান)
[ক] ২২
✅ ২৪
[গ] ২৬
[ঘ] ২৮

১৩০. পূর্ব বাংলার প্রতি রাজনৈতিক প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক বৈষম্যও নিপীড়নমূলক অনুসরণ করে করা? (জ্ঞান)
[ক] উত্তর ভারত
[খ] দক্ষিণ ভারত
✅ পশ্চিম পাকিস্তান
[ঘ] পূর্ব পাকিস্তান

১৩১. পাকিস্তানের জন্ম হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
✅ ১৯৪৭
[খ] ১৯৪৮
[গ] ১৯৫০
[ঘ] ১৯৫১

১৩২. পশ্চিম পাকিস্তানে সমৃদ্ধি ঘটে কীভাবে? (অনুধাবন)
✅ পূর্ব পাকিস্তানকে প্রতিটি ক্ষেত্রে শোষণ চালিয়ে
[খ] পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে
[গ] পূর্ব পাকিস্তানকে রাজনৈতিক অধিকার প্রদান করে
[ঘ] পশ্চিম পাকিস্তানের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে

১৩৩. ‘X’ দেশের বিরোধীদলীয় নেতাদের সরকার অন্যায়ভাবে বন্দী করে। এখানে ‘X’ দেশের নেতাদের ক্ষেত্রে কোন ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়? (প্রয়োগ)
[ক] সামাজিক
[খ] প্রশাসনিক
✅ রাজনৈতিক
[ঘ] সাংস্কৃতিক

১৩৪. পাকিস্তানি শাসকরা জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন দিতে অনীহা প্রকাশ করে কেন? (অনুধাবন)
[ক] নির্বাচনে হানাহানির সম্ভাবনার কারণে
✅ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য
[গ] বাঙালিদের কাছে পরাজিত হওয়ার ভয়ে
[ঘ] বাঙালি নেতৃত্ব জয়লাভ করত বলে

১৩৫. কত খ্রিষ্টাব্দে যুক্তফ্রন্ট সরকারকে উচ্ছেদ করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৫১
[খ] ১৯৫২
✅ ১৯৫৪
[ঘ] ১৯৫৫

১৩৬. রাশেদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের গ্রাম ও পাশের গ্রামের উন্নয়নের জন্য যথাক্রমে ১৫০০০০ এবং ৩০০০০০ টাকা বরাদ্দ করলেন। রাশেদের গ্রামের প্রতি চেয়ারম্যানের দৃষ্টিভঙ্গি পূর্ব পাকিস্তানের প্রতি কোন ধরনের বৈষম্য ইঙ্গিত করে? (প্রয়োগ)
✅ অর্থনৈতিক
[খ] সামরিক
[গ] রাজনৈতিক
[ঘ] সাংস্কৃতিক

১৩৭. ১৯৬২ খ্রিষ্টাব্দে পাকিস্তান মন্ত্রণালয়ে কতজন বাঙালি শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিল? (জ্ঞান)
[ক] ১১৮
✅ ১১৯
[গ] ১২০
[ঘ] ১২১

১৩৮. ১৯৫৬ খ্রিষ্টাব্দের পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কর্মকর্তার মধ্যে কতজন বাঙালি কর্মকর্তা ছিল? (জ্ঞান)
[ক] ২৮০০
✅ ২৯০০
[গ] ৩০০০
[ঘ] ২৭০০

১৩৯. করাচি কত খ্রিষ্টাব্দে পাকিস্তানের রাজধানী হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৫
[খ] ১৯৪৬
✅ ১৯৪৭
[ঘ] ১৯৪৮

১৪০. করাচিতে গিয়ে চাকরি নেয়া বাঙালিদের জন্য সম্ভব ছিল না কেন? (অনুধাবন)
[ক] অর্থনৈতিক কারণে
✅ ভৌগোলিক দূরত্বের কারণে
[গ] সামাজিক কারণে
[ঘ] রাজনৈতিক কারণে

১৪১. ১৯৫৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাঙালি ছাত্রদের সাফল্য অসম্ভব ছিল কেন? (অনুধাবন)
✅ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ায়
[খ] চাকরির প্রতি অনীহা প্রকাশ করায়
[গ] পড়ালেখার প্রতি অনীহা প্রকাশ করায়
[ঘ] হিন্দিকে রাষ্ট্রভাষা মর্যাদা না দেওয়ায়

১৪২. ১৯৬৬ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তানের গেজেটেড কর্মকর্তা ছিল কত জন? (জ্ঞান)
[ক] ১৩৩৫
[খ] ১৩৩৬
[গ] ১৩৩৭
✅ ১৩৩৮

১৪৩. ১৯৬৬ খ্রিষ্টাব্দে পশ্চিম পাকিস্তানের গেজেটেড কর্মকর্তা ছিল কত জন? (জ্ঞান)
[ক] ৩৭০৭
✅ ৩৭০৮
[গ] ৩৭০৯
[ঘ] ৩৭১০

১৪৪. ১৯৬৬ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তানের নন-গেজেটেড কর্মকর্তা ছিল কত জন? (জ্ঞান)
[ক] ২৬৩১০
✅ ২৬৩১১
[গ] ২৬৩১২
[ঘ] ২৬৩১৩

১৪৫. ১৯৬২ খ্রিষ্টাব্দে ফরেন সার্ভিসে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল শতকরা কত ভাগ? (জ্ঞান)
[ক] ১০.৮
[খ] ১৫.১০
[গ] ২০.১
✅ ২০.৮

১৪৬. ১৯৬২ খ্রিষ্টাব্দে বিদেশি ৬৯ জন রাষ্ট্রদূতের মধ্যে পশ্চিম পাকিস্তানের কতজন ছিল? (জ্ঞান)
[ক] ৩০
[খ] ৪০
[গ] ৫০
✅ ৬০

১৪৭. তদানীন্তন পাকিস্তান সামরিক বাহিনীতে নিয়োগের সময় কোটা পদ্ধতি অনুসারে পাঞ্জাবিরা কত ভাগ ছিল? (জ্ঞান)
✅ ৬০
[খ] ৩৫
[গ] ২০
[ঘ] ৫

১৪৮. ১৯৫৫ খ্রিষ্টাব্দের হিসেবে সামরিক বাহিনীর কর্মকর্তার মধ্যে কতজন বাঙালি ছিল? (জ্ঞান)
[ক] ৮০
✅ ৮২
[গ] ৮৩
[ঘ] ৮৫

১৪৯. ১৯৬৬ সালের সামরিক বাহিনীর ১৭ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মধ্যে খ্রিস্টাব্দের কতজন বাঙালি ছিল? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

১৫০. ১৯৬৬ খ্রিষ্টাব্দে পাকিস্তানের মোট ৫ লক্ষ সেনাসদস্যের মধ্যে বাঙালি ছিল কত হাজার? (জ্ঞান)
✅ ২০
[খ] ২৫
[গ] ৩০
[ঘ] ৩৫

১৫১. পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক সর্বোচ্চ বৈষম্যের শিকার হয় কোন খাতে? (জ্ঞান)
[ক] সামরিক
✅ অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] সাংস্কৃতিক

১৫২. ১৯৬৬ খ্রিষ্টাব্দে কত তারিখে প্রাদেশিক পরিষদে বিরোধী দল ওয়াকআউট করে? (জ্ঞান)
[ক] ৪ জুন
[খ] ৬ জুন
✅ ৮ জুন
[ঘ] ১০ জুন

১৫৩. পূর্ব পাকিস্তানে কখনো মূলধন গড়ে ওঠেনি কেন? (অনুধাবন)
✅ সকল ব্যাংকের সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে ছিল বলে
[খ] উদ্বৃত্ত আর্থিক সঞ্চয় পশ্চিম পাকিস্তানে জমা থাকত বলে
[গ] উদ্বৃত্ত আর্থিক সঞ্চয় পশ্চিম পাকিস্তানে জমা থাকত বলে
[ঘ] বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান পূর্ব পাকিস্তানে ছিল বলে

১৫৪. জন্মলগ্ন থেকে পাকিস্তানে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৫৫. পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকীতে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ব্যয় ছিল কত কোটি রুপি? (জ্ঞান)
✅ ৫০০
[খ] ৫০৫
[গ] ৪১০
[ঘ] ৫১৫

১৫৬. পাকিস্তানের তৃতীয় পঞ্চবার্ষিকীতে পশ্চিম পাকিস্তানের জন্য কত শতাংশ বরাদ্দ করা হয়? (জ্ঞান)
✅ ৬৩%
[খ] ৬৪%
[গ] ৬৫%
[ঘ] ৬৬%

১৫৭. ১৯৬৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ইসলামাবাদ নির্মাণের জন্য কত টাকা ব্যয় হয়? (জ্ঞান)
✅ ৩০০ কোটি
[খ] ৪০০ কোটি
[গ] ৫০০ কোটি
[ঘ] ৬০০ কোটি

১৫৮. ১৯৬৭ খ্রিষ্টাব্দে ঢাকার জন্য ব্যয় করা হয় কত কোটি টাকা? (জ্ঞান)
[ক] ২০
✅ ২৫
[গ] ৩০
[ঘ] ৩৫

১৫৯. ১৯৪৭-৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট রপ্তানি আয়ে পূর্ব পাকিস্তানের অংশ কত ছিল? (জ্ঞান)
✅ ৫৪.৭%
[খ] ৫৫.৭%
[গ] ৫৭.৭%
[ঘ] ৫৮.৭%

১৬০. ১৯৪৭-১৯৭০ পর্যন্ত পাকিস্তানের আমদানি ব্যয় পূর্ব পাকিস্তানের জন্য কত শতাংশ ছিল? (জ্ঞান)
✅ ৩১.১%
[খ] ৩১.২%
[গ] ৩১.%
[ঘ] ৩১.৪%

১৬১. ষাটের দশকে মাহাতির খান স্বর্ণ ব্যবসা করতেন। তিনি পূর্ব পাকিস্তান থেকে স্বর্ণ নিয়ে যেতে পারলেও পশ্চিম পাকিস্তান থেকে স্বর্ণ নিয়ে আসতে পারতেন না। এটি কী ধরনের বৈষম্য? (প্রয়োগ)
[ক] সামাজিক
[খ] সামরিক
✅ অর্থনৈতিক
[ঘ] সাংস্কৃতিক

১৬২. পাকিস্তান শিক্ষার মাধ্যম হিসেবে কোন ভাষা ব্যবহারে পক্ষপাতী ছিল? (জ্ঞান)
✅ উর্দু
[খ] বাংলা
[গ] আরবি
[ঘ] হিন্দি

১৬৩. ১৯৫৫-১৯৬৭ খ্রিষ্টাব্দের মধ্যে শিক্ষা খাতে মোট বরাদ্দের মধ্যে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল কত মিলিয়ন রূপি? (জ্ঞান)
✅ ২০৮৪
[খ] ২০৮৫
[গ] ২০৮৬
[ঘ] ২০৮৭

১৬৪. ১৯৫৫-১৯৬৭ খ্রিষ্টাব্দের মধ্যে শিক্ষা খাতে মোট বরাদ্দের মধ্যে পূর্ব-পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল কত মিলিয়ন রুপি? (জ্ঞান)
[ক] ৭৯৫
[খ] ৭৯৬
✅ ৭৯৭
[ঘ] ৭৯৮

১৬৫. পাকিস্তানের সর্বমোট ৩৫টি বৃত্তির কতটি পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল? (জ্ঞান)
[ক] ১৫
[খ] ২৫
✅ ৩০
[ঘ] ৪০

১৬৬. পশ্চিম পাকিস্তানিদের জীবনমান পূর্ব পাকিস্তানিদের তুলনায় অনেক উন্নত ছিল কেন? (অনুধাবন)
[ক] পশ্চিম পাকিস্তানিরা সরকার কর্তৃক অবাধ স্বাধীন পেয়েছিল বলে
[খ] পূর্ব পাকিস্তানিরা সরকার কর্তৃক অবাধ স্বাধীন পেয়েছিল বলে
[গ] পূর্ব পাকিস্তানিরা নিজের অবস্থা সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল না বলে
✅ পশ্চিম পাকিস্তানিরা সমাজকল্যাণ ও সেবামূলক সুবিধা ভোগ করত বলে

১৬৭. ‘ক’ দেশের জনগণ ‘খ’ দেশের জনগণের তুলনায় স্কুল-কলেজ, হাসপাতাল, বিদ্যুৎ প্রভৃতি সুবিধা কম ভোগ করে। ‘ক’ দেশের জনগণ কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছে? (প্রয়োগ)
[ক] রাজনৈতিক
[খ] সাংস্কৃতিক
[গ] অর্থনৈতিক
✅ সামাজিক

১৬৮. পাকিস্তানের মোট জনসংখ্যার মধ্যে শতকরা কত জন পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল? (জ্ঞান)
[ক] ৫৫
✅ ৫৬
[গ] ৫৭
[ঘ] ৬০

১৬৯. পাকিস্তানে বাংলা ব্যতীত অন্যান্য ভাষা, জাতি ও সংস্কৃতির মানুষ ছিল কত শতাংশ? (জ্ঞান)
[ক] ৪৩% ৪৪%
✅ ৪৫%
[ঘ] ৪৬%

১৭০. তদানীন্তন পাকিস্তানে উর্দুভাষী ছিল শতকরা কত ভাগ? (জ্ঞান)
✅ ৩.২৭
[খ] ৪.২৭
[গ] ৫.২৭
[ঘ] ৬.২৭

১৭১. পাকিস্তানি শাসকগোষ্ঠী রবীন্দ্র সংগীত ও রচনাবলি নিষিদ্ধ করার চেষ্টা করেছিল কেন? (অনুধাবন)
✅ বাঙালি সংস্কৃতিতে আঘাত হানার জন্য
[খ] পাকিস্তানি সাহিত্য বিস্তারের জন্য
[গ] রবীন্দ্র সাহিত্যে হিন্দু প্রভাব থাকার জন্য
[ঘ] রবীন্দ্রনাথ পাকিস্তানের বিরুদ্ধে লিখত বলে

১৭২. তদানীন্তন পাকিস্তানে পহেলা বৈশাখ পালনকে কিসের প্রভাব বলে মনে করা হতো? (জ্ঞান)
✅ হিন্দু
[খ] মুসলিম
[গ] খ্রিষ্টান
[ঘ] আরবি

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭৩. ছয় দফা কর্মসূচিতে ২য় দফায় বলা হয়েছে ফেডারেল সরকারের হাতে থাকবে- (প্রয়োগ)
i. প্রতিরক্ষা বিষয়
ii. পররাষ্ট্র বিষয়
iii. আইন বিষয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৪. পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানের প্রতি বৈষম্য ও নিপীড়নমূলক নীতি অনুসরণ করে- (অনুধাবন)
i. প্রশাসনিক ক্ষেত্রে
ii. ধর্মীয় ক্ষেত্রে
iii. অর্থনৈতিক ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৫. গণতন্ত্রকে উপেক্ষা করে পশ্চিম পাকিস্তানিরা দেশ শাসন করতে থাকে- (অনুধাবন)
i. স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে
ii. একনায়কতান্ত্রিক পদ্ধতিতে
iii. সামরিকতন্ত্র পদ্ধতিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৬. গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য পাকিস্তানি শাসকরা অনীহা প্রকাশ করে- (অনুধাবন)
i. জাতীয় নির্বাচন দিতে
ii. সামরিক সরকার ব্যবস্থা চালু করতে
iii. প্রাদেশিক নির্বাচন দিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৭. পাকিস্তানের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. প্রথম পঞ্চবার্ষিকী
ii. দ্বিতীয় পঞ্চবার্ষিকী
iii. তৃতীয় পঞ্চবার্ষিকী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৮. পশ্চিম পাকিস্তানে সদর দপ্তর ছিল- (অনুধাবন)
i. ব্যাংকের
ii. বীমার
iii. সামাজিক প্রতিষ্ঠানের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৯. পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় আঘাত হানতে চেয়েছিল- (অনুধাবন)
i. ইংরেজি হরফে বাংলা লেখার প্রচলন করে
ii. বাংলার পরিবর্তে উর্দুকে শিক্ষার মাধ্যম করে
iii. আরবি হরফে বাংলা লেখার প্রচলন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮০. পাকিস্তানের দু’অংশে সম্পূর্ণ আলাদা ছিল- (অনুধাবন)
i. ভাষা
ii. সাহিত্য
iii. সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮১. বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে রবীন্দ্রনাথের- (উচ্চতর দক্ষতা)
i. সঙ্গীত
ii. নাটক
iii. সাহিত্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮২ ও ১৮৩ নং প্রশ্নের উত্তর দাও :
মুসলমান সংখ্যাগরিষ্ঠ ‘ক’ দেশ ১৯৪৭ খ্রিষ্টাব্দে স্বাধীনতা লাভ করে। তবে স্বাধীনতা লাভের পরপরই ‘ক’ দেশের শাসকগোষ্ঠী তার একটি প্রদেশের প্রতি বিমাতাসুলভ আচরণ শুরু করে। এরই অংশ হিসেবে প্রদেশটির নেতৃবৃন্দের ওপর দমন, নিপীড়ন চালানো হয়।

১৮২. ‘ক’ দেশে কিরূপ বৈষম্যের প্রতিফলন ঘটেছে? (প্রয়োগ)
✅ রাজনৈতিক
[খ] অর্থনৈতিক
[গ] সামাজিক
[ঘ] ধর্মীয়

১৮৩. উক্ত বৈষম্যের মাধ্যমে প্রকাশ পায়- (উচ্চতর দক্ষতা)
i. ভিন্ন দেশের আচরণ
ii. স্বৈরতান্ত্রিক আচরণ
iii. একনায়কতান্ত্রিক আচরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও
iii.
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 ছয় দফা ও বাঙালি জাতীয়তাবাদ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৬৪
⚛ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন- ১৯৬৬ খ্রিষ্টাব্দে।
⚛ ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে প্রকাশ হয়- আমাদের বাঁচার দাবি, ছয় দফা কর্মসূচি নামক পুস্তিকা।
⚛ ১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচনের মূল ইশতেহার ছিল- ছয় দফা কর্মসূচি।
⚛ ছয় দফা কর্মসূচি ছিল-বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত প্রকাশ।
⚛ বাঙালির মুক্তির সনদ- ছয় দফা।
⚛ রাজস্ব আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের এ দাবি ছিল- ছয় দফায়।
⚛ প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক নিয়ন্ত্রণ থাকবে- প্রাদেশিক সরকারের হাতে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮৪. ১৯৬৬ খ্রিষ্টাব্দে লাহোরে বিরোধীদলীয় সদস্যরা কত তারিখে সম্মেলন ডাকেন? (জ্ঞান)
[ক] ৩-৪ ফেব্রুয়ারি
[খ] ৪-৫ ফেব্রুয়ারি
✅ ৫-৬ ফেব্রুয়ারি
[ঘ] ৬-৭ ফেব্রুয়ারি

১৮৫. ছয় দফা কর্মসূচিতে ৩য় দফায় দেশের দু’অংশে বিনিময়ের জন্য কয়টি মুদ্রার কথা বলা হয়েছে? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

১৮৬. ছয় দফা কর্মসূচির ছয় নং দফায় আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য কোন বাহিনী গঠনের কথা বলা হয়? (জ্ঞান)
[ক] সেনাবাহিনী
[খ] বিমানবাহিনী
✅ মিলিশিয়া বাহিনী
[ঘ] নৌবাহিনী

১৮৭. কত খ্রিষ্টাব্দে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ছয় দফা গৃহীত হয়? (জ্ঞান)
✅ ১৯৬৬
[খ] ১৯৬৭
[গ] ১৯৬৫
[ঘ] ১৯৬৪

১৮৮. ছয়দফা কর্মসূচিতে আতঙ্কিত হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধর পাকড় শুরু করে কোন সরকার? (জ্ঞান)
✅ আইয়ুব
[খ] ইস্কান্দার
[গ] ইয়াহিয়া
[ঘ] মোনায়েম

১৮৯. পূর্ব পাকিস্তানে এসে বিভিন্ন জনসভায় ছয় দফাকে রাষ্ট্রদ্রোহী ও পাকিস্তানের অখণ্ডতার প্রতি হুমকি বলে আখ্যা দেন কে? (জ্ঞান)
✅ আইয়ুব খান
[খ] নুরুল আমিন
[গ] মোনায়েম খান
[ঘ] জুলফিকার আলী ভুট্টো

১৯০. দিনে দিনে ছয় দফার জনপ্রিয়তা বৃদ্ধি পেলে আইয়ুব সরকার কাকে গ্রেফতারের নির্দেশ দেন? (জ্ঞান)
[ক] মওলানা ভাসানীকে
✅ বঙ্গবন্ধুকে
[গ] সোহরাওয়ার্দীকে
[ঘ] ফজলুল হককে

১৯১. ১৯৬৬ খ্রিষ্টাব্দের কত তারিখে দেশব্যাপী হরতাল পালিত হয়? (জ্ঞান)
✅ ৭ জুন
[খ] ৮ জুন
[গ] ৯ জুন
[ঘ] ১০ জুন

১৯২. কত খ্রিষ্টাব্দে গণ-অভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয়? (জ্ঞান)
[ক] ১৯৬৭
[খ] ১৯৬৮
✅ ১৯৬৯
[ঘ] ১৯৭০

১৯৩. কত খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচনে ছয় দফা কর্মসূচি ছিল নির্বাচনের মূল ইসতেহার? (জ্ঞান)
✅ ১৯৭০
[খ] ১৯৫৬
[গ] ১৯৪৭
[ঘ] ১৯৩০

১৯৪. ছয় দফা কর্মসূচির অবসান হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৬০
[খ] ১৯৬৮
[গ] ১৯৭০
✅ ১৯৭১

১৯৫. বঙ্গবন্ধুকে ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত করে বিচার শুরু করা হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৬৬
[খ] ১৯৬৭
✅ ১৯৬৮
[ঘ] ১৯৬৯

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯৬. ছয় দফা কর্মসূচি ছিল বাঙালির- (অনুধাবন)
i. মুক্তির সনদ
ii. আশা-আকাঙ্ক্ষার প্রতীক
iii. জাতীয়তাবাদের চূড়ান্ত প্রকাশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৬ ও ১৯৭ নং প্রশ্নের উত্তর দাও :
একটি দেশের ‘ক’ অংশের প্রতি ‘খ’ অংশের বৈষম্যের অবসানকল্পে এক মহান নেতা ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচি ছিল ‘ক’ অংশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

১৯৭. অনুচ্ছেদে বর্ণিত নেতার সাথে কার মিল রয়েছে? (প্রয়োগ)
[ক] এ. কে ফজলুল হকের
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
[গ] মওলানা ভাসানীর
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়ার্দীর

১৯৮. উক্ত নেতা দেশের জন্য অবদান রেখেছেন- (উচ্চতর দক্ষতা)
i. আজীবন সংগ্রাম করে
ii. কারাবরণ করে
iii. স্বাধীনতা ঘোষণা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 ঐতিহাসিক আগরতলা মামলা (রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য), ১৯৬৮ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৬৬
⚛ পশ্চিম পাকিস্তানের বৈষম্য ও দেশকে স্বাধীন করতে সশস্ত্র বিপ্লবের দিকে আকৃষ্ট হন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
⚛ আগরতলা মামলা দায়ের করা হয়- ১৯৬৮ সালের জানুয়ারি মাসে।
⚛ বঙ্গবন্ধু সশস্ত্র আন্দোলনে সহায়তা চান- ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কাছে।
⚛ সরকারি নথিতে মামলার নাম হলো- ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য’।
⚛ আগরতলা মামলায় অভিযুক্ত ছিলেন- ৩৫ জন।
⚛ বঙ্গবন্ধু শেখ মুজিবের আইনজীবী হিসেবে প্রেরণ করা হয়- স্যার টমাস উইলিয়াম।
⚛ গণবিপ্লব গণ-অভ্যুত্থানে রূপান্তরিত হয়- ১৯৬৯ খ্রিষ্টাব্দে।
⚛ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ খ্রিষ্টাব্দে।
⚛ আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে গুলি করা হয়- ১৫ আগস্ট ১৯৬৯ খ্রিষ্টাব্দে।
⚛ আগরতলা মামলায় সরকারের প্রধান কৌসুলি ছিলেন- মনজুর কাদের।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯৯. পাকিস্তান সরকার বারবার বঙ্গবন্ধুকে গ্রেফতার করে জেলে পাঠান কেন? (অনুধাবন)
✅ রাজনৈতিক কর্মকাণ্ড রুদ্ধ করার জন্য
[খ] পশ্চিম পাকিস্তানকে অচল করার জন্য
[গ] বঙ্গবন্ধুর অনৈতিক কার্যকলাপের জন্য
[ঘ] বঙ্গবন্ধুর জনপ্রিয়তার জন্য

২০০. পাকিস্তানের নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন একদল সৈন্যবাহিনী নিয়ে বঙ্গবন্ধুর সাথে দেখা করেন কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৬০
[খ] ১৯৬১
✅ ১৯৬২
[ঘ] ১৯৬৩

২০১. ১৯৬২ খ্রিষ্টাব্দে মোয়াজ্জেম হোসেন পাকিস্তান নৌবাহিনীর কোন পদে অধিষ্ঠিত ছিলেন? (জ্ঞান)
[ক] কমান্ডার
[খ] কমোডর
✅ লেফটেন্যান্ট কমান্ডার
[ঘ] অ্যাডমিরাল

২০২. ১৯৬২ খ্রিষ্টাব্দে মোয়াজ্জেম হোসেন একদল সেনাসদস্য নিয়ে কার সাথে দেখা করেন? (জ্ঞান)
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] সৈয়দ নজরুল ইসলাম
[গ] তাজউদ্দিন আহমেদ
[ঘ] এস মনসুর আলী

২০৩. ১৯৬৩ খ্রিষ্টাব্দে বঙ্গবন্ধু গোপনে ভারতের কোন রাজ্যে গমন করেন? (জ্ঞান)
[ক] আসাম
✅ ত্রিপুরা
[গ] মেঘালয়
[ঘ] পশ্চিমবঙ্গ

২০৪. আগরতলা কোন প্রদেশের রাজধানী ছিল? (জ্ঞান)
✅ ত্রিপুরা
[খ] কর্ণাট
[গ] আসাম
[ঘ] কলকাতা

২০৫. সাকিব তার বোন নিশিকে বলল যে, ভারতে ত্রিপুরা রাজ্যের একটি স্থান বঙ্গবন্ধুর সাথে জড়িত। নিশি কোন স্থানের নাম জানতে পারল? (প্রয়োগ)
[ক] আমৃতসর
[খ] কাশিমবাজার
✅ আগরতলা
[ঘ] করাচি

২০৬. শচীন্দ্রলাল সিংহ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? (জ্ঞান)
✅ ত্রিপুরার
[খ] অমৃতসরের
[গ] দিল্লির
[ঘ] গুজরাটের

২০৭. আগরতলা কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] কলকাতায়
[খ] মুর্শিদাবাদে
[গ] দিল্লিতে
✅ ত্রিপুরায়

২০৮. আগরতলা মামলায় কতজন আসামি ছিল?
✅ ৩৫
[খ] ৩৬
[গ] ৩৭
[ঘ] ৪২

২০৯. আগরতলা মামলার বিচার কার্যের জন্য কী গঠন করা হয়? (জ্ঞান)
[ক] বিচারালয়
[খ] সামরিক কোর্ট
[গ] বিশেষ আদালত
✅ বিশেষ ট্রাইব্যুনাল

২১০. আগরতলা মামলার রাজসাক্ষী কতজন ছিল? (জ্ঞান)
✅ ১১
[খ] ১৫
[গ] ১৮
[ঘ] ২০

২১১. স্যার টমাস উইলিয়াম এমপি কোন দেশের আইনজীবী ছিলেন? (জ্ঞান)
✅ যুক্তরাষ্ট্রের
[খ] ভারতের
[গ] যুক্তরাজ্যের
[ঘ] ইরানের

২১২. আগরতলা মামলায় বঙ্গবন্ধুর পক্ষের আইনজীবীর নাম কী ছিল? (জ্ঞান)
✅ টমাস উইলিয়াম
[খ] টি এইচ খান
[গ] এম আর খান
[ঘ] মুকসুমুল খান

২১৩. আগরতলা মামলার ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ছিলেন কে? (জ্ঞান)
[ক] এস এ সরকার
[খ] এম আর খান
✅ এস এ রহমান
[ঘ] মুকসুদুল হাকিম

২১৪. আগরতলা মামলার শুনানি কখন পুনরায় শুরু হয়? (জ্ঞান)
✅ ১৯৬৮ খ্রিষ্টাব্দের ২৯ জুলাই
[খ] ১৯৬৮ খ্রিষ্টাব্দের ৩০ জুলাই
[গ] ১৯৬৮ খ্রিষ্টাব্দের ২২ আগস্ট
[ঘ] ১৯৬৮ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট

২১৫. ১৯৬৮ খ্রিষ্টাব্দের ৫ আগস্ট বঙ্গবন্ধুর পক্ষে বিশেষ ট্রাইব্যুনালের বৈধতা চ্যালেঞ্জ করেন কে? (জ্ঞান)
✅ স্যার টমাস উইলিয়াম
[খ] মুকসুমুল হামিক
[গ] এস এ রহমান
[ঘ] এম আর খান

২১৬. রাশেদ ব্রিটেনের প্রখ্যাত আইনজীবী স্যার টমাস উইলিয়াম এমপিকে নিয়ে আলোচনা করছিল। উক্ত নামটি বাংলাদেশের কোন ঘটনার সাথে জড়িত? (প্রয়োগ)
[ক] ভাষা আন্দোলন
[খ] ৭০-এর নির্বাচন
[গ] গণঅভ্যুত্থান
✅ আগরতলা মামলা

২১৭. পূর্ব পাকিস্তানের গণ বিক্ষোভ কত খ্রিষ্টাব্দে গণঅভ্যুত্থানে পরিণত হয়? (জ্ঞান)
[ক] ১৯৬৭
[খ] ১৯৬৮
✅ ১৯৬৯
[ঘ] ১৯৭০

২১৮. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে ১৯৬৯ খ্রিষ্টাব্দের কত তারিখে হত্যা করা হয়? (জ্ঞান)
[ক] ৬ ডিসেম্বর
✅ ১৫ ফেব্রুয়ারি
[গ] ২১ জানুয়ারি
[ঘ] ৮ মে

২১৯. কার মৃতদেহ নিয়ে জনতা ১৯৬৯ খ্রিষ্টাব্দে রাজপথ প্রদক্ষিণ করে? (জ্ঞান)
[ক] সার্জেন্ট সামসুল হকের
[খ] এ.বি.এম খুরশীদের
✅ সার্জেন্ট জহুরুল হকের
[ঘ] মাহফুজুল বারীর

২২০. প্রেসিডেন্ট আইয়ুব খান ১৯৬৯ খ্রিষ্টাব্দের কত তারিখে রাওয়ালপিন্ডিতে গোলটেবিল বৈঠক আহবান করেন? (জ্ঞান)
✅ ১৯ ফেব্রুয়ারি
[খ] ১৮ ফেব্রুয়ারি
[গ] ১৭ ফেব্রুয়ারি
[ঘ] ১৬ ফেব্রুয়ারি

২২১. প্রেসিডেন্ট আইয়ুব খান কত খ্রিষ্টাব্দে রাওয়ালপিন্ডিতে গোলটেবিল বৈঠকের আহবান করেন? (জ্ঞান)
[ক] ১৯৬৬
[খ] ১৯৬৭
[গ] ১৯৬৮
✅ ১৯৬৯

২২২. প্রেসিডেন্ট আইয়ুব খান কোথায় গোলটেবিল বৈঠকের আহবান করেন? (জ্ঞান)
[ক] লাহোরে
[খ] করাচিতে
✅ রাওয়ালপিন্ডিতে
[ঘ] ঢাকায়

২২৩. আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়? (অনুধাবন)
[ক] আন্তর্জাতিক চাপে
[খ] আন্দোলন হতে পারে এ ভয়ে
[গ] সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা থাকায়
✅ প্রবল ছাত্র ও গণআন্দোলন হওয়ায়

২২৪. আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৬৮
✅ ১৯৬৯
[গ] ১৯৭০
[ঘ] ১৯৭১

২২৫. বঙ্গবন্ধুসহ মামলার সকল অভিযুক্তরা কত তারিখে মুক্তি পান? (জ্ঞান)
[ক] ১৯ ফেব্রুয়ারি ১৯৬৯
[খ] ২০ ফেব্রুয়ারি ১৯৬৯
[গ] ২১ ফেব্রুয়ারি ১৯৬৯
✅ ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

২২৬. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ খ্রিষ্টাব্দে রেসকোর্স ময়দানে সংবর্ধনা আয়োজন করা হয় কেন? (অনুধাবন)
✅ বঙ্গবন্ধুর মুক্তি উপলক্ষে
[খ] বাংলাদেশ বিজয়ী হয় বলে
[গ] জহুরুল হকের মুক্তি উপলক্ষে
[ঘ] পাক-বাহিনী পরাজিত হয় বলে

২২৭. বঙ্গবন্ধুসহ আগরতলা মামলার মুক্তি উপলক্ষে কত তারিখে রেসকোর্স ময়দানে সংবর্ধনার আয়োজন করা হয়? (জ্ঞান)
[ক] ২১ ফেব্রুয়ারি ১৯৬৯
[খ] ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
✅ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
[ঘ] ২৪ ফেব্রুয়ারি ১৯৬৯

২২৮. শেখ মুজিবুর রহমানকে কত খ্রিষ্টাব্দে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়? (জ্ঞান)
[ক] ১৯৬৭
[খ] ১৯৬৮
[গ] ১৯৭০
✅ ১৯৬৯

২২৯. ১৯৬৯ খ্রিষ্টাব্দের কত তারিখে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়? (জ্ঞান)
[ক] ২২ ফেব্রুয়ারি
✅ ২৩ ফেব্রুয়ারি
[গ] ২৪ ফেব্রুয়ারি
[ঘ] ২৫ ফেব্রুয়ারি

২৩০. মজলুম জননেতা কে ছিলেন? (প্রয়োগ)
[ক] শেখ মুজিবুর রহমান
✅ মওলানা ভাসানী
[গ] আইয়ুব খান
[ঘ] ফজলুল হক

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩১. আগরতলা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন- (প্রয়োগ)
i. শচীন্দ্রলাল সিংহ
ii. দিনেশ চন্দ্র পাল
iii. জওহর লাল নেহেরু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩২. আগরতলা মামলায় অভিযুক্ত ছিলেন- (অনুধাবন)
i. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ii. লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন
iii. ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৩. তুহিন একটি সাময়িকী পড়ে ৩৫ জন আসামির নাম জানতে পারল যারা আগরতলা মামলার আসামি। তাদের মধ্যে অন্তর্ভুক্ত- (প্রয়োগ)
i. হাবিলদার মুজিবুর রহমান
ii. মাহফুজুল বারী
iii. সার্জেন্ট সামসুল হক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৪. আগরতলা মামলার বিচারের জন্য গঠিত ডিফেন্স টিমের সদস্য ছিলেন- (অনুধাবন)
i. মনজুর কাদের
ii. জেনারেল টি. এইচ. খান
iii. স্যার টমাস ইউলিয়াম এমপি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৫. আগরতলা মামলার বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ছিলেন- (অনুধাবন)
i. এস. এ. রহমান
ii. এম. আর. খান
iii. মুকসুমুল হাকিম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৬. ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির অন্তর্ভুক্ত ছিল- (অনুধাবন)
i. আওয়ামী লীগ
ii. ন্যাশনাল আওয়ামী পার্টি
iii. মুসলিম লীগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 ১১ দফা আন্দোলন; ১৯৬৯-এর গণঅভ্যুত্থান 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৬৮
⚛ ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’-এর নেতৃত্ব দেন- তোফায়েল আহমেদ।
⚛ ১১ দফা আন্দোলনে অন্তর্ভুক্ত ছিল- বঙ্গবন্ধুর ছয় দফা।
⚛ ব্যক্তি স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা ছিল- ১১ দফায়।
⚛ আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে উঠা দুর্বার আন্দোলন রূপ নেয়- ৬৯-এর গণ-অভ্যুত্থানে।
⚛ দুই পাকিস্তান একযোগে আন্দোলনে নামে- আইয়ুব খানের পতনের জন্য।
⚛ পাকিস্তান প্রতিষ্ঠার সবচেয়ে বড় আন্দোলন ছিল- গণ-অভ্যুত্থান।
⚛ পুলিশের গুলিতে শহীদ হন- ছাত্র নেতা আসাদুজ্জামান।
⚛ ‘গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ’ গঠিত হয়- ৮টি রাজনৈতিক দল নিয়ে।
⚛ প্রক্টর সামসুজ্জোহা নিহত হন- সেনাবাহিনীর বেয়োনেটের আঘাতে।
⚛ গণঅভ্যুত্থান সফলতা লাভ করে- আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩৭. ১৯৬৮-৬৯ খ্রিষ্টাব্দের গণআন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়ে কেন? (অনুধাবন)
✅ আওয়ামী নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে
[খ] কনভেনশন মুসলিম লীগ নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে
[গ] নেজামে ইসলাম নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে
[ঘ] ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে

২৩৮. ছাত্র সংগ্রাম পরিষদ কয় দফার দাবি নিয়ে গণ-অভ্যুত্থানের ডাক দেয়? (জ্ঞান)
[ক] ৬
[খ] ৯
✅ ১১
[ঘ] ১৩

২৩৯. ছাত্ররা কীভাবে গণঅভ্যুত্থানের ডাক দেয়? (অনুধাবন)
✅ ১১ দফা দাবির মাধ্যমে
[খ] ছয় দফার মাধ্যমে
[গ] আট দফার মাধ্যমে
[ঘ] ২১ দফার মাধ্যমে

২৪০. ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কয় দফা দাবি? (জ্ঞান)
[ক] ৪
[খ] ৫
✅ ৬
[ঘ] ৭

২৪১. পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের পতনের ক্ষেত্রে যুক্তিযুক্ত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] ইস্কান্দার মির্জাকে অপসারণ
[খ] মৌলিক গণতন্ত্র প্রবর্তন
[গ] আগরতলা ষড়যন্ত্র মামলা
✅ প্রবল গণআন্দোলন

২৪২. ১৯৬৮ খ্রিষ্টাব্দের কত তারিখে জুলুম প্রতিরোধ দিবস পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল পল্টন ময়দানে একটি জনসভার আয়োজন করে? (জ্ঞান)
[ক] ৫ ডিসেম্বর
✅ ৬ ডিসেম্বর
[গ] ৭ ডিসেম্বর
[ঘ] ৮ ডিসেম্বর

২৪৩. ১৯৬৮ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর জনসভার পর জনতা কোন হাউস ঘেরাও করে? (জ্ঞান)
[ক] প্রেসিডেন্ট
✅ গভর্নর
[গ] গণভবন
[ঘ] এলার্ট

২৪৪. ১৯৬৮ খ্রিষ্টাব্দের কত তারিখে মওলানা ভাসানী তথা বিরোধীদলগুলোর ডাকে গোটা পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয়? (জ্ঞান)
[ক] ৬ ডিসেম্বর
[খ] ৭ ডিসেম্বর
✅ ৮ ডিসেম্বর
[ঘ] ৯ ডিসেম্বর

২৪৫. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত হয় কত তারিখে? (জ্ঞান)
✅ ৮ জানুয়ারি
[খ] ৯ জানুয়ারি
[গ] ৮ ফেব্রুয়ারি
[ঘ] ৯ ফেব্রুয়ারি

২৪৬. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ তথা ডাক-এর আহবানে কত তারিখে সমগ্র পাকিস্তানে হরতাল পালিত হয়? (জ্ঞান)
[ক] ১০ জানুয়ারি ১৯৬৯
[খ] ১২ জানুয়ারি ১৯৬৯
✅ ১৪ জানুয়ারি ১৯৬৯
[ঘ] ১৬ জানুয়ারি ১৯৬৯

২৪৭. পুলিশ নির্যাতনের প্রতিবাদে ছাত্ররা পূর্ব পাকিস্তানে হরতাল পালন করে কত তারিখে? (জ্ঞান)
[ক] ১৮ জানুয়ারি ১৯৬৯
[খ] ১৯ জানুয়ারি ১৯৬৯
✅ ২০ জানুয়ারি ১৯৬৯
[ঘ] ২১ জানুয়ারি ১৯৬৯

২৪৮. আসাদ কখন নিহত হন? (জ্ঞান)
✅ ১৯৬৯-এর ২০ জানুয়ারি
[খ] ১৯৬৯-এর ৭ মার্চ
[গ] ১৯৬৯-এর ২০ জুন
[ঘ] ১৯৬৯-এর ২১ জুলাই

২৪৯. জানুয়ারিতে ছাত্রনেতা আসাদুজ্জামান কোথায় পুলিশের গুলিতে নিহত হন? (জ্ঞান)
[ক] অপরাজেয় বাংলার সামনে
✅ ঢাকা মেডিকেল কলেজের সামনে
[গ] গণভবনের সামনে
[ঘ] গভর্নর হাউসের সামনে

২৫০. পুলিশের গুলিতে নবম শ্রেণির ছাত্র কিশোর মতিউর নিহত হয় কত তারিখে? (জ্ঞান)
✅ ২৪ জানুয়ারি ১৯৬৯
[খ] ২৫ জানুয়ারি ১৯৬৯
[গ] ২৬ জানুয়ারি ১৯৬৯
[ঘ] ২৭ জানুয়ারি ১৯৬৯

২৫১. জনতা সরকারি পত্রিকা দৈনিক পাকিস্তান ও মর্নিং নিউজ অফিসে আগুন লাগিয়ে দেয় কত তারিখে? (জ্ঞান)
[ক] ২১ জানুয়ারি ১৯৬৯
[খ] ২২ জানুয়ারি ১৯৬৯
[গ] ২৩ জানুয়ারি ১৯৬৯
✅ ২৪ জানুয়ারি ১৯৬৯

২৫২. জনতা আগরতলা মামলার বিচারপতির বাসভবনে আগুন ধরিয়ে দেয় কত তারিখে? (জ্ঞান)
[ক] ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯
✅ ১৬ ফেব্রুয়ারি ১৯৬৯
[গ] ১৭ ফেব্রুয়ারি ১৯৬৯
[ঘ] ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯

২৫৩. দুই মাসের মধ্যে ১১ দফা বাস্তবায়ন ও রাজবন্দিদের মুক্তি দিতে হবে- ঘোষণাটি কে দেন? (জ্ঞান)
[ক] শেখ মুজিবুর রহমান
✅ মওলানা ভাসানী
[গ] এ.কে. ফজলুল হক
[ঘ] এম. এ. নেওয়াজী

২৫৪. কত খ্রিষ্টাব্দে ড. শামসুজ্জোহাকে হত্যা করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৬৩
[খ] ১৯৬৫
[গ] ১৯৬৭
✅ ১৯৬৯

২৫৫. রাবির প্রক্টর ড. শামসুজ্জোহা কীভাবে নিহত হন? (অনুধাবন)
ক পুলিশের গুলিতে
[খ] বোমা হামলায়
[গ] স্বাভাবিকভাবে
✅ বেয়োনেটের আঘাতে

২৫৬. আইয়ুব খান কত তারিখে ঘোষণা দেন যে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আর প্রার্থী হবেন না? (জ্ঞান)
[ক] ২০ ফেব্রুয়ারি ১৯৬৯
✅ ২১ ফেব্রুয়ারি ১৯৬৯
[গ] ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
[ঘ] ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

২৫৭. বঙ্গবন্ধু কত তারিখে ১১ দফা দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে ছয়দফা ও এগারো দফা বাস্তবায়নে বলিষ্ঠ প্রতিশ্রুতি দেন? (জ্ঞান)
✅ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
[খ] ২৪ ফেব্রুয়ারি ১৯৬৯
[গ] ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯
[ঘ] ২৬ ফেব্রুয়ারি ১৯৬৯

২৫৮. আইয়ুব খান কত তারিখের বৈঠকে সংসদীয় পদ্ধতি প্রবর্তন ও প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের কথা ঘোষণা করেন? (জ্ঞান)
[ক] ৯ মার্চ
✅ ১০ মার্চ
[গ] ১১ মার্চ
[ঘ] ১২ মার্চ

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫৯. পূর্ব পাকিস্তান ৫২-৭১ খ্রিষ্টাব্দে পর্যন্ত যত আন্দোলন করেছে তার মূল কারণ ছিল পশ্চিম পাকিস্তানের- (অনুধাবন)
i. নিপীড়ন
ii. বঞ্চনা
iii. বৈষম্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬০. ১৯৬৮ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর জুলুম প্রতিরোধ দিবস পালনের জন্য জনসভার আয়োজন করেন - (অনুধাবন)
i. ন্যাশনাল আওয়ামী পার্টি
ii. পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশন
iii. পূর্ব পাকিস্তান কৃষক সমিতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬১. ১৯৬৮ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন এক সময় ছড়িয়ে পড়ে- (অনুধাবন)
i. সাধারণ মানুষের মধ্যে
ii. গ্রামের কৃষক শ্রমিকের মধ্যে
iii. শহরের শ্রমিকদের মধ্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬২. ১৯৬৯ খ্রিষ্টাব্দের ৪ জানুয়ারি গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্তর্ভুক্ত ছিল- (অনুধাবন)
i. পূর্ব পাকিস্তান ছাত্রলীগ
ii. পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন
iii. আওয়ামী লীগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৩. নবম শ্রেণির ছাত্র কিশোর মতিউর রহমানের হত্যার প্রতিবাদে আগুন লাগিয়ে দেয়া হয়- (অনুধাবন)
i. দৈনিক পাকিস্তান পত্রিকা অফিসে
ii. দৈনিক মর্নিং নিউজ অফিসে
iii. দৈনিক পাকিস্তান ইনডিপেনডেন্ট অফিসে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৪. ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১০ মার্চ আইয়ুব খান ঘোষণা দেন- (অনুধাবন)
i. গণভোটের
ii. সংসদীয় পদ্ধতি প্রবর্তনের
iii. প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৫. ছাত্রনেতা আসাদ হত্যার প্রতিবাদে ব্যাপক কর্মসূচি ঘোষিত হয় ১৯৬৯ খ্রিষ্টাব্দের- (অনুধাবন)
i. ২২ জানুয়ায়ি
ii. ২৩ ফেব্রুয়ারি
iii. ২৪ জানুয়ারি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৫ ও ২৬৬ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ দেশের সরকারের বৈষম্যমূলক আচরণের কারণে একটি অঞ্চলের ছাত্ররা প্রথমে আন্দোলন শুরু করে। পরবর্তীতে এ আন্দোলন ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ না থেকে কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে।

২৬৬. অনুচ্ছেদে বর্ণিত আন্দোলনটি ইতিহাসের কোন আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
[ক] ভাষা আন্দোলন
✅ গণঅভ্যুত্থান
[গ] শিক্ষা আন্দোলন
[ঘ] স্বাধীনতা আন্দোলন

২৬৭. এ আন্দোলনের ফলে ‘ক’ দেশের উক্ত অঞ্চলের জনগণের মধ্যে- (উচ্চতর দক্ষতা)
i. স্বাধীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়
ii. বাঙালি জাতীয়তাবাদ পরিপূর্ণতা লাভ করে
iii. সাম্প্রদায়িক মনোভাব তৈরি হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment