SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১১ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
একাদশ অধ্যায়

Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-11
History of Bangladesh and World Civilization
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ

১. কার নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ‘তমদ্দুন মজলিশ’ গঠিত হয়?
[ক] ড. কাজী মোতাহার হোসেন
✅ অধ্যাপক আবুল কাশেম
[গ] জনাব আবুল মনসুর আহমদ
[ঘ] ড. মুহম্মদ শহীদুল্লাহ

২. ১৯৪৮ খ্রিষ্টাব্দে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়-
i. ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য
ii. পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্তর্ভুক্তির জন্য
iii. আরবি হরফে বাংলা লেখার প্রতিবাদ জানাতে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও iii
[ঘ] ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
টেলিভিশনে লোকজ গানের অনুষ্ঠান হচ্ছিল। মিথিলা বেশ আগ্রহ নিয়ে অনুষ্ঠানটি দেখছিল। কিন্তু তার ছোট ভাই মিঠুন কেবলই চ্যানেল পরিবর্তন
করে ইংরেজি কার্টুন দেখতে চেষ্টা করছিল। মিঠুনের মতে, ঐসব গানের শ্রোতা হচ্ছে গ্রামের লোক। তার বোনের এসব গানপ্রীতি বেমানান লাগে।

৩. মিথিলা কোন আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত?
[ক] অসহযোগ আন্দোলন
[খ] খিলাফত আন্দোলন
✅ ভাষা আন্দোলন
[ঘ] স্বাধিকার আন্দোলন

৪. উক্ত চেতনায় অনুপ্রাণিত হয়ে মিথিলা হতে পারেন-
i. দেশপ্রেমিক
ii. জাতীয়তাবাদী
iii. প্রতিবাদী

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. যুক্তফ্রন্ট কয় সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়? (সকল বোর্ড '১৬)
[ক] ১০
[খ] ১২
✅ ১৪
[ঘ] ১৮

২. কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিস’ গঠিত হয়? (সকল বোর্ড '১৫)
[ক] ড. মুহম্মদ শহীদুল্লাহ
✅ অধ্যাপক আবুল কাসেম
[গ] অলি আহাদ
[ঘ] ধীরেন্দনাথ দত্ত

৩. ভাষা আন্দোলন ব্যাপক রূপ লাভ করে কত খ্রিষ্টাব্দে? (নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়)
[ক] ১৯৫০
✅ ১৯৫২
[ঘ] ১৯৫৪
[গ] ১৯৫৬

৪. পাকিস্তানের মোট জনসংখ্যার কত ভাগের ভাষা ছিল উর্দু? (সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা)
[ক] ১.২৭%
✅ ৩.২৭%
[গ] ৪.২৭%
[ঘ] ৮.২৭%

৫. কত খ্রিষ্টাব্দে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়? (বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর)
[ক] ১৯৪৪
[খ] ১৯৪৫
[গ] ১৯৪৬
✅ ১৯৪৭

৬. ১৯৪৭ খ্রিষ্টাব্দের কত তারিখে পাকিস্তান রাষ্ট্রের সূচনা হয়েছিল? (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ ১৪ আগস্ট
[খ] ১৫ আগস্ট
[গ] ২৪ আগস্ট
[ঘ] ২৫ আগস্ট

৭. পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয় কেন? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] উর্দু সংখ্যাগরিষ্ঠের ভাষা বলে
✅ বাংলার সংস্কৃতি ধ্বংস করার জন্য
[গ] মানুষের অনুরোধে
[ঘ] জনমতের প্রতি শ্রদ্ধা জানাতে

৮. ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? (ভিকারুন নিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা)
[ক] রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
✅ তমদ্দুন মজলিশ
[গ] রাষ্ট্রভাষা মুক্তি পরিষদ
[ঘ] রাষ্ট্রভাষা বঙ্গ পরিষদ

৯. ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ কখন গঠিত হয়? (কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও)
✅ ১৯৪৭ খ্রিষ্টাব্দে
[খ] ১৯৪৮ খ্রিষ্টাব্দে
[গ] ১৯৫০ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৯৫২ খ্রিষ্টাব্দে

১০. কত তারিখে দ্বিতীয় বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত
হয়?
(বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ ২ মার্চ
[খ] ৩ মার্চ
[গ] ৪ মার্চ
[ঘ] ৫ মার্চ

১১. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটি ১১ মার্চ কিসের দাবিতে ধর্মঘট পালন করেন? (বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম)
[ক] বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষার দাবিতে
[খ] উর্দুকে রাষ্ট্রভাষার দাবিতে
[গ] বাংলাকে লেখ্য ভাষার দাবিতে
✅ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার দাবিতে

১২. মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ছাত্ররা না না ধ্বনি দিয়ে ওঠে কেন? (বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম)
✅ উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা বলায়
[খ] বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষা বলায়
[গ] বাংলা ও উর্দুকে রাষ্ট্রভাষা বলায়
[ঘ] আরবিকে রাষ্ট্রভাষা বলায়

১৩. ‘উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’- এই বক্তব্য কোন আন্দোলনকে গতিশীল করে? (মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা)
✅ ভাষা আন্দোলন
[খ] ছয় দফা আন্দোলন
[গ] ঊনসত্তরের গণঅভ্যুত্থান
[ঘ] ছাত্রদের এগারো দফা আন্দোলন

১৪. লিয়াকত আলী খান কখন নিহত হন? (পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর)
[ক] ১৯৫০ খ্রিষ্টাব্দে
✅ ১৯৫১ খ্রিষ্টাব্দে
[গ] ১৯৫২ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৯৫৫ খ্রিষ্টাব্দে

১৫. লিয়াকত আলী খান কীভাবে নিহত হন? (পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বগুড়া)
[ক] যুদ্ধে
[খ] দাঙ্গায়
[গ] আত্মহত্যায়
✅ আততায়ীর হাতে

১৬. আসলাম ১৯৫১ খ্রিষ্টাব্দে পাকিস্তানের একজন প্রধানমন্ত্রীর নিহত হওয়ার কথা বলেন। তিনি আততায়ী কর্তৃক নিহত হন। আসলামের বর্ণনার সাথে সাদৃশ্যতা রয়েছে কোন প্রধানমন্ত্রীর? (সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়, ফরিদপুর)
[ক] খাজা নাজিমুদ্দীনের
✅ লিয়াকত আলী খানের
[গ] জুলফিকার আলী ভুট্টোর
[ঘ] মোহাম্মদ আলী খানের

১৭. ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’-এর আহবায়ক কে ছিলেন? (ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, মোমেনশাহী)
✅ কাজী গোলাম মাহবুব 
[খ] ধীরেন্দ্রনাথ দত্ত
[গ] আবুল কাশিম
[ঘ] আব্দুস সালাম

১৮. কে ঢাকায় ১৪৪ ধারা জারি করেন? (যশোর জিলা স্কুল)
[ক] মোহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] লিয়াকত আলী খান
[গ] খাজা নাজিমুদ্দীন
✅ নুরুল আমিন

১৯. কত খ্রিষ্টাব্দের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
✅ ১৯৫৬
[খ] ১৯৬১
[গ] ১৯৬২
[ঘ] ১৯৬৬

২০. কখন থেকে ২১ ফেব্রুয়ারি দিনটি বাঙালির শহিদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে? (ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়, ঢাকা)
[ক] ১৯৫২
✅ ১৯৫৩
[গ] ১৯৫৪
[ঘ] ১৯৫৫

২১. কত খ্রিষ্টাব্দ থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে? (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ১৯৯৫ খ্রিষ্টাব্দ
[খ] ১৯৯৮ খ্রিষ্টাব্দ
✅ ২০০০ খ্রিষ্টাব্দ
[ঘ] ২০১০ খ্রিষ্টাব্দ

২২. ধীরে ধীরে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে থাকে কেন? (বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়া)
✅ অগণতান্ত্রিক হওয়ায়
[খ] সাংবিধানিক হওয়ায়
[গ] স্বাধিকার আন্দোলনের জন্য
[ঘ] ছয় দফা আন্দোলনের কারণে

২৩. আওয়ামী মুসলিম লীগের প্রথম যুগ্ম সম্পাদক কে ছিলেন? (সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়, ফরিদপুর)
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] এ. কে. ফজলুল হক
[গ] আবুল হাশিম
[ঘ] আবুল কালাম

২৪. আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কখন? (ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, মোমেনশাহী)
✅ ১৯৫৫ খ্রিষ্টাব্দে
[খ] ১৯৫৬ খ্রিষ্টাব্দে
[গ] ১৯৫৭ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৯৫৮ খ্রিষ্টাব্দে

২৫. ‘ব্যালট বিপ্লব’ কথাটি কোন নির্বাচনের ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত? (সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, খুলনা; ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়)
✅ ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচন
[খ] ১৯৫৮ খ্রিষ্টাব্দের নির্বাচন
[গ] ১৯৬৯ খ্রিষ্টাব্দের নির্বাচন
[ঘ] ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচন

২৬. ২১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল? (কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা)
✅ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা
[খ] পাটশিল্পের জাতীয়করণ
[গ] লবণের কারখানা স্থাপন
[ঘ] শাসন ব্যয় হ্রাস করা

২৭. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে? (কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও)
[ক] ২২১
[খ] ২২২
✅ ২২৩
[ঘ] ২২৪

২৮. যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদের মুখ্যমন্ত্রী কে ছিলেন? (মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] আব্দুল ওহাব
[খ] খাজা নাজিমুদ্দীন
✅ এ. কে. ফজলুল হক
[ঘ] নুরুল আমিন

২৯. একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? (কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও)
[ক] আদালত
✅ সংবিধান
[গ] জাতীয় সংসদ
[ঘ] সুপ্রিমকোর্ট

৩০. ১৯৫৬ খ্রিষ্টাব্দের সংবিধান কত বছর চালু ছিল? (কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৩১. কত খ্রিষ্টাব্দে জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করেন? (ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা; ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা)
[ক] ১৯৬০
[খ] ১৯৫৯
✅ ১৯৫৮
[ঘ] ১৯৫৭

৩২. ১৯৫৬ খ্রিষ্টাব্দের সংবিধান কত বছর চালু ছিল? (কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৩৩. কত খ্রিষ্টাব্দে জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করেন? (জ্ঞান)
(ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা; ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা)
[ক] ১৯৬০
[খ] ১৯৫৯
✅ ১৯৫৮
[ঘ] ১৯৫৭

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৪. পাকিস্তান সৃষ্টির পর দুই অংশের মধ্যে যেসব বিষয়ে অমিল ছিল তা হলো- (সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়, ফরিদপুর)
i. ইতিহাস
ii. ভাষা
iii. সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে- (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
i. ভবিষ্যতে বলিষ্ঠ নেতৃত্বের ইঙ্গিত
ii. মুসলিম লীগের জনপ্রিয়তা
iii. যুক্তফ্রন্টের জনপ্রিয়তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৬, ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
বিষ্ণুপুর ইউনিয়ন নির্বাচনে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে মালেক চৌধুরী প্রভাবশালী ব্যক্তি। উক্ত ব্যক্তিকে পরাজিত করার জন্য বাকি ৪ জন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেন। ফলে মালেক চৌধুরী ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত হন। (সকল বোর্ড '১৬)

৩৬. অনুচ্ছেদের সাথে কোন সালের নির্বাচনের মিল রয়েছে?
[ক] ১৯৪৫
[খ] ১৯৫০
✅ ১৯৫৪
[ঘ] ১৯৫৭

৩৭. উক্ত নির্বাচনের জোটবদ্ধ দলের নাম-
[ক] কংগ্রেস
[খ] কমিউনিস্ট
✅ যুক্তফ্রন্ট
[ঘ] মুসলিম লীগ

৩৮. আলোচ্য ঐক্যবদ্ধ দলের নির্বাচনি ইশতেহার ছিল-
i. বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা
ii. জমিদারি প্রথা বিলুপ্ত করা
iii. অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৪৮

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৯. ভাষা আন্দোলন বাঙালির কোন ধরনের স্বাধিকার আন্দোলন ছিল? (প্রয়োগ)
✅ সাংস্কৃতিক
[খ] জাতীয়তাবাদী
[গ] অর্থনৈতিক
[ঘ] রাজনৈতিক

৪০. বাংলাদেশের ইতিহাসে কিসের মাধ্যমে রাজনৈতিক সংগ্রামের সূচনা হয়? (প্রয়োগ)
[ক] ছয় দফা আন্দোলন
[খ] লাহোর প্রস্তাব
✅ ভাষা আন্দোলন
[ঘ] যুক্তফ্রন্ট

৪১. তদানীন্তন পাকিস্তানের মোট জনগোষ্ঠীর শতকরা কত ভাগ মানুষের মুখের ভাষা বাংলা ছিল? (জ্ঞান)
[ক] ৫০
[খ] ৫২
[গ] ৫৫
✅ ৫৬

💘 ভাষা আন্দোলনের পটভূমি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৪৮
⚛ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয়- তমুদ্দীন মজলিশ।
⚛ পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে এক করা হলো শুধুমাত্র- ধর্মের ভিত্তিতে।
⚛ ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বক্তব্যের প্রতিবাদ করেন- ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
⚛ ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়- ১৯৪৭ খ্রিষ্টাব্দের অক্টোবরে।
⚛ বাংলাকে অধিবেশনের অন্যতম ভাষা করতে দাবি জানান- কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত।
⚛ দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়- ২রা মার্চ ১৯৪৮।
⚛ পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করেন- ২১ মার্চ রেসকোর্স ময়দানে।
⚛ ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন- খাজা নাজিমুদ্দীন।
⚛ বাংলা ভাষাকে আরবি হরফে লেখার প্রস্তাব দেয়া হয়- করাচি সম্মেলনে।
⚛ এদেশের রাজনৈতিক সংগ্রামের সূচনা হয়- ভাষা আন্দোলনের মাধ্যমে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪২. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যবধান ছিল কত মাইল? (জ্ঞান)
✅ ১০০০
[খ] ১২০০
[গ] ১৫০০
[ঘ] ১৮০০

৪৩. কিসের ভিত্তিতে দুই পাকিস্তানকে এক করা হয়েছিল? (জ্ঞান)
[ক] আয়তন
[খ] রাজনীতি
[গ] অর্থনীতি
✅ ধর্ম

৪৪. পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিকে শোষণের কৌশল হিসেবে প্রথমে কিসের ওপর আঘাত হানে? (জ্ঞান)
[ক] মূল্যবোধ
[খ] ধর্ম
✅ ভাষা
[ঘ] অর্থনীতি

৪৫. ‘উর্দু’ হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা-এর প্রতিবাদ করেন কে? (জ্ঞান)
[ক] মাওলানা ভাসানী
[খ] আলাউদ্দীন
✅ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
[ঘ] আবুল কালাম

৪৬. অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? (জ্ঞান)
[ক] দর্শন
✅ পদার্থবিদ্যা
[গ] আরবি
[ঘ] রসায়ন

৪৭. জনাব ‘ক’ এর নেতৃত্বে দেশের ভাষা আন্দোলনের জন্য একটি সংগঠন গঠিত হয়। এটি ভাষা সংগ্রামের জন্য গঠিত প্রথম সংগঠন। এটি নিচের কোনটিকে নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
✅ তমদ্দুন মজলিশ
[গ] বাংলা ভাষা ক্লাব
[ঘ] রাষ্ট্রভাষা ক্লাব

৪৮. উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে প্রতিবাদকারী সংগঠন কোনটি? (জ্ঞান)
[ক] আওয়ামী লীগ
✅ তমদ্দুন মজলিশ
[গ] রেনেসাঁ সোসাইটি
[ঘ] সাহিত্য সংবাদ

৪৯. ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৫
[খ] ১৯৪৬
✅ ১৯৪৭
[ঘ] ১৯৪৮

৫০. প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক মনোনীত হন কে? (জ্ঞান)
✅ অধ্যাপক নূরুল হক ভুঞা
[খ] কাজী গোলাম মাহবুব
[গ] আবুল কাশেম
[ঘ] মোতাহের হোসেন

৫১. ১৯৪৭ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? (জ্ঞান)
[ক] ঢাকায়
[খ] লাহোরে
[গ] ইসলামাবাদে
✅ করাচিতে

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১১

৫২. কত খ্রিষ্টাব্দের প্রথম থেকে শিক্ষিত বাঙালি সমাজ বাংলা ভাষার দাবি নিয়ে সোচ্চার হয়ে ওঠে?
 (জ্ঞান)
[ক] ১৯৪৪
[খ] ১৯৪৫
[গ] ১৯৪৭
✅ ১৯৪৮

৫৩. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কখন? (জ্ঞান)
✅ ২৩ ফেব্রুয়ারি, ১৯৪৮
[খ] ২৫ ফেব্রুয়ারি, ১৯৪৯
[গ] ২৭ ফেব্রুয়ারি, ১৯৫০
[ঘ] ২৮ ফেব্রুয়ারি, ১৯৫১

৫৪. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে কে প্রতিবাদ করেন? (জ্ঞান)
[ক] ড. মুহাম্মদ শহীদুল্লাহ
✅ ধীরেন্দ্রনাথ দত্ত
[গ] আবদুল মতিন
[ঘ] আবদুর রশীদ তর্কবাগীশ

৫৫. পাকিস্তান গণপরিষদের অধিবেশনে উর্দুর কার্যক্রম শুরু হলে কোন বাংলার ছাত্র সমাজ ব্যাপকভাবে প্রতিবাদ করতে থাকে? (জ্ঞান)
[ক] পশ্চিম বাংলা
[খ] দক্ষিণ বাংলা
✅ পূর্ব বাংলা
[ঘ] উত্তর বাংলা

৫৬. ১৯৪৮ খ্রিষ্টাব্দে ২৬ ও ২৯ ফেব্রুয়ারি কোন শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়েছিল? (জ্ঞান)
✅ ঢাকা
[খ] রাজশাহী
[গ] দিনাজপুর
[ঘ] সিলেট

৫৭. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক মনোনীত হয়েছিল কে? (জ্ঞান)
[ক] শেখ মুজিবুর রহমান
[খ] ধীরেন্দ্রনাথ দত্ত
✅ শামসুল আলম
[ঘ] মাওলানা ভাসানী

৫৮. কে বাংলাকে গণপরিষদ অধিবেশনের অন্যতম ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান? (জ্ঞান)
[ক] মওলানা ভাসানী
✅ ধীরেন্দ্রনাথ দত্ত
[গ] শেখ মুজিবুর রহমান
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী

৫৯. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহবানে কত তারিখে ধর্মঘট পালিত হয়? (জ্ঞান)
[ক] ১০ মার্চ
✅ ১১ মার্চ
[গ] ১ মে
[ঘ] ২ জুন

৬০. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘটে কোনস্লোগানসহ মিছিল করা হয়? (জ্ঞান)
[ক] মাতৃভাষা বাংলা চাই
[খ] সবার ভাষা বাংলা চাই
[গ] মুখের ভাষা বাংলা চাই
✅ রাষ্ট্রভাষা বাংলা চাই

৬১. মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ভাষা আন্দোলনকারীদের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন কত তারিখে? (জ্ঞান)
✅ ১৫ মার্চ
[খ] ১২ মার্চ
[গ] ১১ মার্চ
[ঘ] ২১ মার্চ

৬২. ১৯৪৮ খ্রিষ্টাব্দের মার্চের কত তারিখে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন? (জ্ঞান)
[ক] ১৩
✅ ১৯
[গ] ২০
[ঘ] ২৮

৬৩. মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে বক্তব্য দেন কত তারিখে? (জ্ঞান)
[ক] ১৯ মার্চ
[খ] ২০ মার্চ
✅ ২১ মার্চ
[ঘ] ২৩ মার্চ

৬৪. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী? (জ্ঞান)
[ক] iমনা পার্ক
[খ] শিশু উদ্যান
[গ] জিয়া উদ্যান
✅ সোহরাওয়ার্দী উদ্যান

৬৫. মোহাম্মদ আলী জিন্নাহ কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন? (জ্ঞান)
[ক] ২২ ফেব্রুয়ারি 
✅ ২৪ মার্চ
[গ] ২১ জুন
[ঘ] ২৫ জুলাই

৬৬. ‘উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা’- এ কথাটি কে বলেন? (জ্ঞান)
[ক] লিয়াকত আলী খান
✅ মোহাম্মদ আলী জিন্নাহ
[গ] ইয়াহিয়া খান
[ঘ] ইস্কান্দার মির্জা

৬৭. ১৯৪৮ খ্রিষ্টাব্দের কত তারিখে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকায় আসেন? (জ্ঞান)
[ক] ১৫ মার্চ
[খ] ২০ জুলাই
[গ] ২০ মে
✅ ১৮ নভেম্বর

৬৮. করাচিতে শিক্ষা সম্মেলন হয়েছিল কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৪৪
[খ] ১৯৪৬
[গ] ১৯৪৭
✅ ১৯৪৮

৬৯. নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে বাংলা ভাষাকে কোন ভাষার হরফে লেখার প্রস্তাব দেওয়া হয়? (জ্ঞান)
[ক] উর্দু
✅ আরবি
[গ] হিন্দি
[ঘ] ইংরেজি

৭০. বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব দেওয়া হলে কে প্রত্যাখ্যান করেন? (জ্ঞান)
[ক] ড. কাজী মোতাহার হোসেন
[খ] অধ্যাপক আবুল কাশেম
✅ ড. মুহাম্মদ শহীদুল্লাহ
[ঘ] কবি জসীমউদদীন

৭১. ‘পূর্ব বাংলা ভাষা কমিটি’ কত খ্রিষ্টাব্দে গঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৪
[খ] ১৯৪৮
✅ ১৯৪৯
[ঘ] ১৯৫০

৭২. ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন? (জ্ঞান)
[ক] ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১১ মার্চ
[খ] ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১১ মার্চ
✅ ১৯৫০ খ্রিষ্টাব্দের ১১ মার্চ
[ঘ] ১৯৫১ খ্রিষ্টাব্দের ১১ মার্চ

৭৩. ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কে ছিলেন? (জ্ঞান)
[ক] ড. মুহাম্মদ শহীদুল্লাহ
✅ আবদুল মতিন
[গ] ওলি আহাদ
[ঘ] গোলাম মাহবুব

৭৪. প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মৃত্যুর পর কে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন? (জ্ঞান)
[ক] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] মওলানা আবদুল হামিদ খান ভাসানী
✅ খাজা নাজিমুদ্দীন
[ঘ] শেরে বাংলা এ. কে. ফজলুল হক

৭৫. ১৯৫০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে গণপরিষদ কর্তৃক গঠিত মূলনীতি কমিটির সুপারিশে কী বলা হয়েছিল? (জ্ঞান)
[ক] বাংলাই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা
✅ উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা
[গ] হিন্দিুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা
[ঘ] ইংরেজিই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা

৭৬. ১৯৫১ খ্রিষ্টাব্দে কে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন? (জ্ঞান)
[ক] মওলানা আবদুল হামিদ খান ভাসানী
✅ খাজা নাজিমুদ্দীন
[গ] আতাউর রহমান খান
[ঘ] কাজী গোলাম মাহবুব

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৭. পাকিস্তানের দুই অংশের মধ্যে মিল ছিল না- (অনুধাবন)
i. ঐহিত্যের
ii. ভাষার
iii. সংস্কৃতির

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৮. দুই পাকিস্তানের মধ্যে যেসব বিষয়ে মিল ছিল- (অনুধাবন)
i. ধর্ম
ii. জাতি
iii. সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে মত দেন- (অনুধাবন)
i. লিয়াকত আলী খান
ii. খাজা নাজিমুদ্দীন
iii. মোহাম্মদ আলী জিন্নাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. ১৫ মার্চ খাজা নাজিমুদ্দীন আন্দোলনকারীদের সাথে যেসব বিষয়ে চুক্তি করেন- (অনুধাবন)
i. গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়া
ii. তদন্ত কমিটি গঠন
iii. শিক্ষার মাধ্যম বাংলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও :
পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে মুসলিম লীগের প্রভাবশালী নেতা ও বুদ্ধিজীবীরা মতামত দেন। এর প্রতিবাদস্বরূপ পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরপরই ভাষা আন্দোলনের প্রথম সংগঠন গঠিত হয়। এ সংগঠনের উদ্যোগে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ প্রকাশিত হয়।

৮১. অনুচ্ছেদে কোন সংগঠনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? (প্রয়োগ)
[ক] ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
✅ তমদ্দুন মজলিশ
[গ] পূর্ব বাংলা ভাষা কমিটি
[ঘ] সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

৮২. উক্ত সংগঠন ভূমিকা রাখে- (উচ্চতর দক্ষতা)
i. প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠনে
ii. রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপনে
iii. ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়; ভাষা আন্দোলনের তাৎপর্য 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৫০
⚛ প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানে ঘোষণা দেন- পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু।
⚛ ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়- মাওলানা ভাষানীর নেতৃত্বে।
⚛ ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করেন- তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নূরুল আমিন।
⚛ ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করায়- পুলিশ মিছিলে গুলি চালায়।
⚛ মিছিলে গুলির সংবাদ শুনে আইন পরিষদ ত্যাগ করেন- আবদুর রশীদ তর্কবাগীশ সহ কয়েকজন।
⚛ শহিদ মিনারের নকশা ও পরিকল্পনাকারী- হামিদুর রহমান।
⚛ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেয়া হয়- ১৯৫৬ খ্রিষ্টাব্দের সংবিধানে।
⚛ ২১ ফেব্রুয়ারি পূর্ববাংলা ব্যবস্থাপক অধিবেশন বর্জন করেন- আনোয়ার খাতুন।
⚛ বাঙালি মাতৃভাষা দিবস পালন করে- ১৯৫৩ খ্রিষ্টাব্দে হতে।
⚛ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়- ইউনেস্কো।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮৩. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? (জ্ঞান)
✅ খাজা নাজিমুদ্দীন
[খ] মোহাম্মদ আলী খান
[গ] জুলফিকার আলী ভুট্টো
[ঘ] আইয়ুব খান

৮৪. প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন কত তারিখে পল্টন ময়দানে ঘোষণা দেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু? (জ্ঞান)
[ক] ২০ মার্চ
[খ] ১০ জানুয়ারি
✅ ২৭ জানুয়ারি
[ঘ] ২১ ফেব্রুয়ারি

৮৫. ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত তারিখে সভা ও ছাত্র ধর্মঘটের ঘোষণা দেয়? (জ্ঞান)
[ক] ২০ জানুয়ারি 
[খ] ২৫ জানুয়ারি
✅ ৩০ জানুয়ারি
[ঘ] ৩১ জানুয়ারি

৮৬. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কখন? (জ্ঞান)
✅ ১৯৫২ খ্রিষ্টাব্দের ৩১ জানুয়ারি
[খ] ১৯৫২ খ্রিষ্টাব্দের ৩০ জানুয়ারি
[গ] ১৯৫২ খ্রিষ্টাব্দের ২৯ জানুয়ারি
[ঘ] ১৯৫২ খ্রিষ্টাব্দের ২৮ জানুয়ারি

৮৭. ১৯৫২ খ্রিষ্টাব্দের কত তারিখে দেশব্যাপী হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়? (জ্ঞান)
[ক] ২০ ফেব্রুয়ারি 
✅ ২১ ফেব্রুয়ারি
[গ] ২২ ফেব্রুয়ারি
[ঘ] ২০ মার্চ

৮৮. মুখ্যমন্ত্রী নুরুল আমিন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কর্মসূচি বাতিলের জন্য কোন শহরে ১৪৪ ধারা জারি করেছিল? (জ্ঞান)
[ক] লাহোর
[খ] করাচি
✅ ঢাকা
[ঘ] চট্টগ্রাম

৮৯. কত তারিখে আওয়ামী মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের বৈঠক বসে? (জ্ঞান)
[ক] ১৯ ফেব্রুয়ারি 
✅ ২০ ফেব্রুয়ারি
[গ] ২১ ফেব্রুয়ারি
[ঘ] ২৮ ফেব্রুয়ারি

৯০. ১৯৫২ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারি সকাল কয়টায় ছাত্রদের সভা জনসমুদ্রে পরিণত হয়? (জ্ঞান)
[ক] ৮টায়
[খ] ৯টায়
[গ] ১০টায়
✅ ১১টায়

৯১. ১৯৫২ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা ১৪৪ ধারা ভঙ্গ করে কী স্লোগান দিতে থাকে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রভাষা উর্দু চাই
[খ] রাষ্ট্রভাষা আরবি চাই
✅ রাষ্ট্রভাষা বাংলা চাই
[ঘ] রাষ্ট্রভাষা ইংরেজি চাই

৯২. ১৯৫২ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারির বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে কত তারিখে গণবিক্ষোভ শুরু হয়? (জ্ঞান)
✅ ২২ ফেব্রুয়ারি
[খ] ২৩ ফেব্রুয়ারি
[গ] ২৪ ফেব্রুয়ারি
[ঘ] ২৫ ফেব্রুয়ারি

৯৩. ১৯৫২ খ্রিষ্টাব্দের ২২ ফেব্রুয়ারির প্রতিবাদ মিছিলে কে শহিদ হন? (জ্ঞান)
[ক] মহিউদ্দিন আহমেদ
✅ শফিউর রহমান
[গ] শামসুল হক
[ঘ] আসাদ

৯৪. ছাত্ররা শহিদ মিনার নির্মাণ করে কখন? (জ্ঞান)
[ক] ১৯৫২ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারি
[খ] ১৯৫২ খ্রিষ্টাব্দের ২২ ফেব্রুয়ারি
✅ ১৯৫২ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি
[ঘ] ১৯৫২ খ্রিষ্টাব্দের ২৪ ফেব্রুয়ারি

৯৫. কার নকশা ও পরিকল্পনায় শহিদ মিনার নির্মাণ করা হয়? (জ্ঞান)
[ক] নিতুন কুণ্ডু
[খ] মাজহারুল ইসলাম
✅ হামিদুর রহমান
[ঘ] মইনুল হোসেন

৯৬. কত খ্রিষ্টাব্দে পাক হানাদার বাহিনী শহিদ মিনারটি ভেঙে দেয়? (জ্ঞান)
[ক] ১৯৫২
[খ] ১৯৫৫
[গ] ১৯৭০
✅ ১৯৭১

৯৭. কত খ্রিষ্টাব্দে পুনরায় শহিদ মিনার নির্মাণ করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭০
[খ] ১৯৭১
✅ ১৯৭২
[ঘ] ১৯৭৩

৯৮. ১৯৭২ খ্রিষ্টাব্দে পুনরায় শহিদ মিনার নির্মাণ করা হয় কেন? (অনুধাবন)
✅ হানাদার বাহিনী ভেঙে ফেলায়
[খ] ধসে পড়ায়
[গ] পুরাতন হওয়ায়
[ঘ] পরিবর্তন করার জন্য

৯৯. প্রবল আন্দোলনের মুখে পাকিস্তানের জাতীয় পরিষদ কোন ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল? (জ্ঞান)
[ক] উর্দুকে
✅ বাংলাকে
[গ] ইংরেজিকে
[ঘ] হিন্দিকে

১০০. শিক্ষক শ্রেণিকক্ষে বলেন, জাতীয় পরিষদে বাংলা ভাষা বিষয়টি নিয়ে বিতর্কের একপর্যায়ে এক ব্যক্তির দেওয়া সংশোধনী প্রস্তাব অনুযায়ী উর্দুর পাশাপাশি বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। শিক্ষক শ্রেণিকক্ষে কার কথা বলেছেন? (প্রয়োগ)
[ক] আলাউদ্দিন আহমেদ
✅ আদেল উদ্দিন আহমদ
[গ] আনোয়ার আহমদ
[ঘ] আশরাফ উদ্দিন আহমদ

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০১. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কার্যক্রম ছিল- (অনুধাবন)
i. বিক্ষোভ করা
ii. হরতাল করা
iii. ১৪৪ ধারা জারি করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০২. ভাষা আন্দোলনের সময় ১৪৪ ধারা অমান্য করার সিদ্ধান্তে অটল ছিলেন- (অনুধাবন)
i. আবদুল মতিন
ii. ওলি আহাদ
iii. গোলাম মাহবুব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৩. ভাষা শহিদদের জন্য বের করা জনতার মিছিলে পুলিশ ও মিলিটারি ব্যবহার করে- (অনুধাবন)
i. লাঠি
ii. গুলি
iii. বেয়োনেট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৪. ১৯৫২ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারিতে শহিদ হয়েছিলেন- (অনুধাবন)
i. আবুল বরকত
ii. রফিক উদ্দিন আহমদ
iii. আবদুল জব্বার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৫. ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়- (অনুধাবন)
i. সালাম
ii. বরকত
iii. রফিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৬. ১৯৫২ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা ভঙ্গ করেছিলেন? (অনুধাবন)
i. শামসুন্নাহার
ii. রওশন আরা
iii. সুফিয়া ইব্রাহিম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৭ ও ১০৮ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের একটি আন্দোলনকে কেন্দ্র করে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়। উক্ত আন্দোলনে শহিদ হন সালাম, বরকতসহ নাম না জানা আরও অনেকে।

১০৭. অনুচ্ছেদে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
✅ ভাষা আন্দোলন
[খ] স্বাধীনতা আন্দোলন
[গ] গণআন্দোলন
[ঘ] শিক্ষা আন্দোলন

১০৮. উক্ত আন্দোলনের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পায়
ii. বাঙালি জাতীয়তাবাদের উšে§ষ ঘটে
iii. বাঙালিদের মনোবল বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৫১
⚛ শহিদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে শহিদদের প্রতি- পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।
⚛ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে- ২১-এর প্রভাতফেরি।
⚛ ১৯৫২ খ্রিষ্টাব্দের ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতি মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল- রক্তের বিনিময়ে।
⚛ প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়- ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর।
⚛ প্রতি বছর আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
⚛ আমাদের দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর রয়েছে ভিন্ন ভিন্ন- ভাষা ও সংস্কৃতি।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৯. কত খ্রিষ্টাব্দের পর থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি দিনটি বাঙালির শহিদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে? (জ্ঞান)
[ক] ১৯৪৫
[খ] ১৯৪৭
[গ] ১৯৪৮
✅ ১৯৫২

১১০. বাঙালি কোন দিনটি শহিদ দিবস হিসেবে পালন করে? (জ্ঞান)
✅ ২১ ফেব্রুয়ারি 
[খ] ২১ মার্চ
[গ] ২১এপ্রিল
[ঘ] ২১ মে

১১১. বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন দিনটি ভাষা শহিদদের সম্মানে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে? (জ্ঞান)
[ক] ২০ ফেব্রুয়ারি
✅ ২১ ফেব্রুয়ারি
[গ] ২২ ফেব্রুয়ারি
[ঘ] ২৩ ফেব্রুয়ারি

১১২. ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে কী দিবস হিসেবে স্বীকৃত? (জ্ঞান)
[ক] শান্তি দিবস
[খ] শিক্ষা দিবস
[গ] শহিদ দিবস
✅ মাতৃভাষা দিবস

১১৩. কত খ্রিষ্টাব্দে ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেয়? (জ্ঞান)
✅ ১৯৯৯
[খ] ২০০০
[গ] ২০০১
[ঘ] ২০০৫

১১৪. মিলন যে খ্রিষ্টাব্দে জন্ম গ্রহণ করে সে খ্রিষ্টাব্দে বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত হয়। মিলন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করে? (প্রয়োগ)
[ক] ১৯৯৯
✅ ২০০০
[গ] ২০০১
[ঘ] ২০০২

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৫. ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করেন- (অনুধাবন)
i. প্রধানমন্ত্রী
ii. রাষ্ট্রপতি
iii. সর্বস্তরের জনগণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৬. বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে ২১ ফেব্রুয়ারির- (অনুধাবন)
i. প্রভাতফেরি
ii. আলোচনা সভা
iii. প্রভাতফেরির গান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭৭ ও ১১৮ নং প্রশ্নের উত্তর দাও :
জাতিসংঘের একটি বিশেষ সংস্থা ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। বর্তমানে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।

১১৭. অনুচ্ছেদে জাতিসংঘের কোন বিশেষ সংস্থার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] ইউনিসেফ
✅ ইউনেস্কো
[গ] ইউনিফেম
[ঘ] ফাও

১১৮. উক্ত সংস্থার উল্লিখিত ঘোষণার ফলে পৃথিবীর বিভিন্ন জাতি- (উচ্চতর দক্ষতা)
i. নিজ ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা পোষণে উদ্বুদ্ধ হয়েছে
ii. নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে
iii. অন্য ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা পোষণে উদ্বুদ্ধ হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 রাজনৈতিক তৎপরতা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৫২
⚛ ১৯৪৭ খ্রিষ্টাব্দের পাকিস্তান সৃষ্টির পর নিখিল ভারত মুসলিম লীগ নতুন নামকরণ হয়- পাকিস্তান মুসলীম লীগ।
⚛ মুসলিম লীগ ছিল উর্দু ভাষী পশ্চিম পাকিস্তানি নেতৃবৃন্দের- পকেট দল।
⚛ শুরু থেকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে দেশ পরিচালনা করে- মুসলিম লীগ।
⚛ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রথম সভা হয়- ঢাকার আরমানিটোলায়।
⚛ আওয়ামী মুসলিম লীগ দলটি ছিল- অসাম্প্রদায়িক।
⚛ আওয়ামী লীগ দলটির সূচনা- ১৯৫৫ খ্রিষ্টাব্দে।
⚛ আওয়ামী লীগ ৬ দফা দাবি উত্থাপন করে- ১৯৬৬ খ্রিষ্টাব্দে।
⚛ ১৯৭১ খ্রিষ্টাব্দে মুক্তিযুদ্ধে জয়লাভ করে স্বাধীনতা লাভ করে- আওয়ামী লীগের নেতৃত্বে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৯. পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলায় প্রধানত কয়টি রাজনৈতিক দল ছিল? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

১২০. কত খ্রিষ্টাব্দে নিখিল ভারত মুসলিম লীগের নামকরণ পাকিস্তান মুসলিম লীগ করা হয়? (জ্ঞান)
✅ ১৯৪৭
[খ] ১৯৪৮
[গ] ১৯৫২
[ঘ] ১৯৫৬

১২১. পাকিস্তান মুসলিম লীগ এর পূর্ব নাম কী ছিল? (জ্ঞান)
✅ নিখিল ভারত মুসলিম লীগ
[খ] নিখিল পাকিস্তান লীগ
[গ] আওয়ামী লীগ
[ঘ] কম্যুনিস্ট পার্টি

১২২. কোন দলটি উর্দুভাষি পশ্চিম পাকিস্তানি নেতৃবৃন্দের পকেট দলে পরিণত হয়েছিল? (জ্ঞান)
[ক] আওয়ামী লীগ
[খ] জাতীয় কংগ্রেস
✅ মুসলিম লীগ
[ঘ] কম্যুনিস্ট পার্টি

১২৩. কোন দলটি দ্বিমুখী ধারায় বিভক্ত হয়েছিল? (জ্ঞান)
[ক] জাতীয় কংগ্রেস
✅ মুসলিম লীগ
[গ] জাতীয় পার্টি
[ঘ] কমিউনিস্ট পার্টি

১২৪. রক্ষণশীল পশ্চিম পাকিস্তানিদের আজ্ঞাবহ দোসর ছিল কোন রাজনৈতিক ধারাটি? (অনুধাবন)
[ক] সোহরাওয়ার্দী-হাশিমপন্থী
✅ খাজা নাজিমুদ্দীন-আকরাম খাঁ পন্থী
[গ] খাজা নাজিমুদ্দীন-লিয়াকত পন্থী
[ঘ] ইস্কান্দার-জিন্নাহপন্থী

১২৫. কোন দলের চরম ভ্রান্তনীতির কারণে দেশে মারাত্মক সংকট সৃষ্টি হয়েছিল? (জ্ঞান)
[ক] আওয়ামী লীগ
[খ] গণআজাদী লীগ
✅ মুসলিম লীগ
[ঘ] কৃষক-শ্রমিক পার্টি

১২৬. কত খ্রিষ্টাব্দ থেকে পূর্ব বাংলায় মুসলিম লীগের জনসমর্থন কমতে থাকে? (জ্ঞান)
[ক] ১৯৪৭
✅ ১৯৪৮
[গ] ১৯৫০
[ঘ] ১৯৫২

১২৭. বাংলার মুসলিম লীগের কোনপন্থী নেতারা দল ত্যাগ করেছিল? (জ্ঞান)
[ক] গণতন্ত্রপন্থী
✅ সংস্কারপন্থী
[গ] সংবিধানপন্থী
[ঘ] বামপন্থী

১২৮. মুসলিম লীগ ত্যাগ করে সংস্কারপন্থীরা কোন রাজনৈতিক দল গঠন করেছিল? (জ্ঞান)
[ক] কৃষক-শ্রমিক পার্টি
[খ] নেজাম-ই-ইসলামী
✅ আওয়ামী মুসলিম লীগ
[ঘ] গণআজাদী লীগ

১২৯. প্রতিবাদ করেছিলেন- (অনুধাবন)
[ক] এ. কে. ফজলুল হক, আবুল আব্বাস, আব্দুল ওহাব
[খ] শামসুল হক, আবুল হাশিম, মওলানা ভাসানী
✅ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, মওলানা ভাসানী
[ঘ] সোহরাওয়ার্দী, এ. কে ফজলুল হক, শামসুল হক

১৩০. ১৯৪৯ খ্রিষ্টাব্দে কোন দল গঠিত হয়? (জ্ঞান)
[ক] কৃষক-শ্রমিক পার্টি
[খ] পাকিস্তান মুসলিম লীগ
✅ আওয়ামী মুসলিম লীগ
[ঘ] কমিউনিস্ট পার্টি

১৩১. আওয়ামী মুসলিম লীগ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৫০
✅ ১৯৪৯
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৪৭

১৩২. কোন শব্দটি আওয়ামী মুসলিম লীগ থেকে বাদ দেওয়া হয়েছিল? (জ্ঞান)
[ক] আওয়ামী
✅ মুসলিম
[গ] লীগ
[ঘ] আওয়ামী মুসলিম

১৩৩. আওয়ামী মুসলিম লীগের কমিটি কত সদস্যবিশিষ্ট ছিল? (জ্ঞান)
[ক] ১০
[খ] ২০
[গ] ৩০
✅ ৪০

১৩৪. কত তারিখে আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছিল? (জ্ঞান)
[ক] ২৪ মার্চ
[খ] ২৫ এপ্রিল
✅ ২৪ জুন
[ঘ] ২৫ জুলাই

১৩৫. আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা কোথায় অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] পল্টনে
[খ] মিরপুরে
✅ আরমানিটোলায়
[ঘ] সেগুনবাগিচায়

১৩৬. শুরু থেকে আওয়ামী মুসলিম লীগ কোনটিকে গুরুত্ব দেয়? (জ্ঞান)
✅ স্বায়ত্তশাসন
[খ] সংবিধান
[গ] গণতন্ত্র
[ঘ] নির্বাচন

১৩৭. আওয়ামী মুসলিম লীগ প্রাদেশিক স্বায়ত্তশাসনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কত দফা কর্মসূচি গ্রহণ করে? (জ্ঞান)
✅ ৪২
[খ] ৪৪
[গ] ৪৫
[ঘ] ৪৬

১৩৮. বাংলার ইতিহাসে কোন দলটি প্রথম সফল বিরোধী দল ছিল? (জ্ঞান)
[ক] কমিউনিস্ট পার্টি
[খ] নেজামে ইসলাম
[গ] মুসলিম লীগ
✅ আওয়ামী মুসলিম লীগ

১৩৯. কোন দলের বিরুদ্ধে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ জয়লাভ করেছিল? (জ্ঞান)
[ক] পিপলস ফ্রিডম লীগ
[খ] গণ আজাদী লীগ
[গ] পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগ
✅ মুসলিম লীগ

১৪০. কোন শব্দটি আওয়ামী মুসলিম লীগ থেকে বাদ দেওয়া হয়েছিল? (জ্ঞান)
[ক] আওয়ামী
✅ মুসলিম
[গ] লীগ
[ঘ] আওয়ামী মুসলিম

১৪১. কত খ্রিষ্টাব্দে ছয় দফা দাবি উত্থাপন করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৫৬
✅ ১৯৬৬
[গ] ১৯৬০
[ঘ] ১৯৭৭

১৪২. ছয়দফা দাবি উত্থাপনের মাধ্যমে কোন দলটি জনগণের দল হিসেবে পরিণত হয়েছিল? (জ্ঞান)
[ক] কমিউনিস্ট পার্টি
[খ] পিপলস ফ্রিডম লীগ
✅ আওয়ামী লীগ
[ঘ] মুসলিম লীগ

১৪৩. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে? (জ্ঞান)
[ক] মুসলিম লীগ
[খ] নেজাম-ই-ইসলামী
✅ আওয়ামী লীগ
[ঘ] কৃষক-শ্রমিক পার্টি

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৪. ১৯৪৭ খ্রিষ্টাব্দে পাকিস্তান সৃষ্টির সময় বাংলায় যেসব রাজনৈতিক দল বিদ্যমান ছিল- (অনুধাবন)
i. মুসলিম লীগ
ii. জাতীয় কংগ্রেস
iii. কমিউনিস্ট পার্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৫. পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হওয়ার কারণ- (অনুধাবন)
i. অগণতান্ত্রিক শাসন পরিচালনা
ii. জড়বাদী আদর্শ গ্রহণ
iii. অসাংবিধানিক কার্যক্রম পরিচালনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৬. ১৯৪৯ খ্রিষ্টাব্দে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। এর সাথে সম্পর্কিত ছিলেন- (অনুধাবন)
i. মওলানা ভাসানী
ii. শামসুল হক
iii. শেখ মুজিবুর রহমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৭ ও ১৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর ‘ক’ নামক রাজনৈতিক দলটির নতুন নামকরণ করা হয়। পাকিস্তানের শাসক দল হিসেবে উক্ত রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়।

১৪৭. ‘ক’ রাজনৈতিক দলের সাথে নিচের কোন দলের সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
ক আওয়ামী মুসলিম লীগ
✅ পাকিস্তান মুসলিম লীগ
[গ] নেজামে ইসলাম
[ঘ] কৃষক-শ্রমিক পার্টি

১৪৮. উক্ত রাজনৈতিক দলের কার্যকলাপ- (উচ্চতর দক্ষতা)
i. গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে
ii. সাংবিধানিক আচরণ ব্যাহত করে
iii. ধর্মীয় স্বাধীনতা হরণ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 যুক্তফ্রন্ট ও প্রাদেশিক নির্বাচন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৫৪
⚛ যুক্তফ্রন্ট গঠিত হয়- ১৯৫৪ খ্রিষ্টাব্দে।
⚛ পূর্ববাংলায় প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়- ৮ মার্চ ১৯৫৫ খ্রিষ্টাব্দে।
⚛ যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল- ৪টি বিরোধি দলের সমন্বয়ে।
⚛ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল- নৌকা।
⚛ যুক্তফ্রন্ট ঘোষণা করে- ২১ দফা নির্বাচনি ইশতেহার।
⚛ ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন- আবুল মনসুর আহমদ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৯. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনকে কী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল? (জ্ঞান)
[ক] সাংস্কৃতিক বিপ্লব
[খ] শিক্ষা বিপ্লব
✅ ব্যালট বিপ্লব
[ঘ] গণতান্ত্রিক বিপ্লব

১৫০. পাকিন্তান শাসনকালে কোন দলটির অভ্যন্তরীণ কোন্দল, ব্যর্থ শাসন, অঞ্চলভেদে বৈষম্যমূলক নীতির কারণে নতুন নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছিল? (জ্ঞান)
[ক] জাতীয় কংগ্রেস
[খ] নেজাম-ই-ইসলামী
✅ মুসলিম লীগ
[ঘ] কমিউনিস্ট পার্টি

১৫১. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে পুরাতন ছিল? (জ্ঞান)
[ক] আওয়ামী লীগ
✅ মুসলিম লীগ
[গ] জাতীয় কংগ্রেস
[ঘ] নেজাম-ই-ইসলাম

১৫২. কোন দলটি পূর্ব বাংলার প্রাদেশিক সরকার পরিচালনা করত? (জ্ঞান)
[ক] নেজামে ইসলাম
[খ] কমিউনিস্ট পার্টি
✅ মুসলিম লীগ
[ঘ] আওয়ামী লীগ

১৫৩. যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
✅ ১৯৫৩
[খ] ১৯৫৪
[গ] ১৯৫৫
[ঘ] ১৯৫৬

১৫৪. যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোথায়? (জ্ঞান)
✅ ময়মনসিংহে
[খ] গাইবান্ধায়
[গ] ফেনীতে
[ঘ] ঢাকায়

১৫৫. যুক্তফ্রন্ট কতটি দল নিয়ে গঠিত হয়েছিল? (জ্ঞান)
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬

১৫৬. যুক্তফ্রন্টে মওলানা ভাসানীর নেতৃত্বাধীন দল ছিল কোনটি? (জ্ঞান)
✅ আওয়ামী মুসলিম লীগ
[খ] বামপন্থী গণতন্ত্রী দল
[গ] কৃষক-শ্রমিক পার্টি
[ঘ] নেজাম-ই-ইসলামী

১৫৭. যুক্তফ্রন্টে এ. কে. ফজলুল হকের নেতৃত্বাধীন দল ছিল কোনটি? (জ্ঞান)
[ক] নেজাম-ই-ইসলামী
[খ] কমিউনিস্ট পার্টি
✅ কৃষক-শ্রমিক পার্টি
[ঘ] আওয়ামী লীগ

১৫৮. যুক্তফ্রন্টে মওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন দল ছিল কোনটি? (জ্ঞান)
[ক] আওয়ামী লীগ
✅ নেজাম-ই-ইসলামী
[গ] কৃষক-শ্রমিক পার্টি
[ঘ] জাতীয় কংগ্রেস

১৫৯. জামিল সাহেব ১৯৫৩ খ্রিষ্টাব্দে গঠিত একটি জোটের কথা বলেন। ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে এটি গঠিত হয় মূলত চারটি দলের সমন্বয়ে। জামিল সাহেব কোন জোটের কথা বলেন? (প্রয়োগ)
[ক] আজাদ হিন্দু ফৌজ
✅ যুক্তফ্রন্ট
[গ] কৃষক-শ্রমিক ঐক্যজোট
[ঘ] সামরিক জোট

১৬০. নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল? (জ্ঞান)
[ক] লাঙল
✅ নৌকা
[গ] মই
[ঘ] মশাল

১৬১. আওয়ামী মুসলিম লীগের নির্বাচনি কর্মসূচির ৪২ দফার প্রধান প্রধান দাবি নিয়ে যুক্তফ্রন্টের কত দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়েছিল? (জ্ঞান)
[ক] ১১
[খ] ১৫
✅ ২১
[ঘ] ২৮

১৬২. যুক্তফ্রন্ট কত দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে? (জ্ঞান)
✅ ২১
[খ] ৩১
[গ] ৪২
[ঘ] ৫২

১৬৩. ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা কে? (জ্ঞান)
[ক] আবুল কাশেম
✅ আবুল মনসুর আহমদ
[গ] আব্দুর রব
[ঘ] এ. কে. ফজলুল হক

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৪. ২১ দফার অন্তর্ভুক্ত ছিল- (অনুধাবন)
i. রাষ্ট্রভাষা বাংলাকরণ
ii. পাট শিল্পের জাতীয়করণ
iii. লবণের কারখানা স্থাপন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৫ ও ১৬৬ নং প্রশ্নের উত্তর দাও :
 ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়। এরই পরিপ্রেক্ষিতে ১৯৫৩ খ্রিষ্টাব্দের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে একটি দল গঠনের সিদ্ধান্ত হয়। এ দলটি মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়।

১৬৫. অনুচ্ছেদে নির্দেশিত দল কোনটি? (প্রয়োগ)
✅ যুক্তফ্রন্ট
[খ] মুসলিম লীগ
[গ] আওয়ামী লীগ
[ঘ] কৃষক-প্রজা পার্টি

১৬৬. উক্ত দলটির ক্ষেত্রে সঠিক তথ্যসমূহ হলো- (উচ্চতর দক্ষতা)
i. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানায়
ii. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের কথা বলে
iii. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তনের দাবি জানায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 নির্বাচনের ফলাফল : নির্বাচনের তাৎপর্য 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৫৫
⚛ ৩০৯টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট পায়- ২২৩টি আসন।
⚛ নির্বাচনে ভোটাররা ভোট দেয় শতকরা- ৩৭.১৯ ভাগ।
⚛ মুসলীম লীগের অন্যায়, বৈষম্যমূলক, ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ- ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচন।
⚛ প্রাদেশিক নির্বাচনে মুসলীম লীগ পায় মাত্র- ৯টি আসন।
⚛ পূর্ব বাংলায় নেতৃত্ব তৈরির পথ সুগম হয়- যুক্তফ্রন্টে জয়ে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৭. ১৯৫৪ খ্রিষ্টাব্দের কত তারিখে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ৭ মার্চ
✅ ৮ মার্চ
[গ] ৭ জুন
[ঘ] ৮ জুন

১৬৮. পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৩৯
✅ ১৯৫৪
[গ] ১৯৫৫
[ঘ] ১৯৫৬

১৬৯. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে শতকরা কত ভাগ ভোটার ভোট দেয়? (জ্ঞান)
[ক] ৩৬.২০
✅ ৩৭.১৯
[গ] ৩৭.২০
[ঘ] ৩৮.১৯

১৭০. যুক্তফ্রন্টের নির্বাচনের ফলাফল সরকারিভাবে প্রকাশিত হয় কত তারিখে? (জ্ঞান)
[ক] ১ এপ্রিল
✅ ২ এপ্রিল
[গ] ৩ এপ্রিল
[ঘ] ৪ এপ্রিল

১৭১. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে মোট কয়টি আসন ছিল? (জ্ঞান)
[ক] ৩০০
✅ ৩০৯
[গ] ৩৫০
[ঘ] ৩৬০

১৭২. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ কতটি আসন পায়? (জ্ঞান)
✅ ৯
[খ] ১০
[গ] ১১
[ঘ] ১২

১৭৩. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে পাকিস্তান জাতীয় কংগ্রেস কতটি আসন পায়? (জ্ঞান)
[ক] ২০
[খ] ২২
[গ] ২৩
✅ ২৪

১৭৪. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে তফসিলি ফেডারেশন কতটি আসন লাভ করে? (জ্ঞান)
[ক] ২৫
[খ] ২৬
✅ ২৭
[ঘ] ২৮

১৭৫. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে খেলাফতে রব্বানী কতটি আসন পায়? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

১৭৬. খ্রিষ্টানরা পূর্ব বাংলার নির্বাচনে কয়টি আসন পেয়েছিল? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

১৭৭. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে কমিউনিস্ট পার্টি কতটি আসন পায়? (জ্ঞান)
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬

১৭৮. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনের অন্যতম তাৎপর্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ
[খ] বাঙালির স্বাধীনতা অর্জন
[গ] বাঙালির অর্থনৈতিক সমৃদ্ধি
[ঘ] বাঙালির ধর্মীয় অনুভূতির জাগরণ

১৭৯. ১৯৫৪ খ্রিষ্টাব্দের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করেছিল? (জ্ঞান)
[ক] মুসলিম লীগ
✅ আওয়ামী মুসলিম লীগ
[গ] কমিউনিস্ট পার্টি
[ঘ] নেজাম-ই-ইসলামী

১৮০. কোন নির্বাচনের ফলে পূর্ব বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারার সৃষ্টি হয়? (জ্ঞান)
✅ ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচন
[খ] ১৯৬৮ খ্রিষ্টাব্দের নির্বাচন
[গ] ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচন
[ঘ] ১৯৭৩ খ্রিষ্টাব্দের নির্বাচন

১৮১. যুক্তফ্রন্ট নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ ও অবাঙালি নেতৃত্বের প্রতি কাদের মনে ব্যাপক অনাস্থা জন্ম নিয়েছিল? (জ্ঞান)
[ক] পাকিস্তানিদের
✅ বাঙালিদের
[গ] ভারতীয়দের
[ঘ] নেপালীদের

১৮২. কারা বুঝতে পেরেছিল পশ্চিম পাকিস্তান ও তাদের দোসরদের দ্বারা বাঙালির প্রকৃত মুক্তি সম্ভব নয়? (জ্ঞান)
✅ বাঙালিরা
[খ] হিন্দুরা
[গ] মুসলিমরা
[ঘ] ইংরেজরা

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮৩. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচন- (অনুধাবন)
i. ৮ মার্চ অনুষ্ঠিত হয়
ii. মুসলিম লীগ মাত্র ৯টি আসন পায়
iii. যুক্তফ্রন্ট ২২৩টি আসন পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৪. শিক্ষক জিহাদকে পাকিস্তান আমলে অনুষ্ঠিত পূর্ব বাংলার একটি নির্বাচনের কথা বলেন যাতে ক্ষমতাসীন মুসলিম লীগ ৯টি আসন লাভ করেছিল। এ সম্পর্কে প্রযোজ্য- (প্রয়োগ)
i. ১৯৫৪ খ্রিষ্টাব্দের ৮ মার্চ অনুষ্ঠিত হয়
ii. ১৯৫৪ খ্রিষ্টাব্দের ২ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়
iii. ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৫. ১৯৫৪ খ্রিষ্টাব্দে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে- (অনুধাবন)
i. খেলাফতে রব্বানী ২টি আসন পায়
ii. শতকরা ৩৭.১৯ ভাগ ভোটার ভোট দেয়
iii. পাকিস্তান জাতীয় কংগ্রেস ২২টি আসন পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৬ ও ১৮৭ নং প্রশ্নের উত্তর দাও :
পূর্ব বাংলায় অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে শতকরা ৩৭.১৯ ভাগ ভোটার ভোট দেয়। ২ এপ্রিল উক্ত নির্বাচনের ফলাফল সরকারিভাবে প্রকাশ করা হয়।

১৮৬. অনুচ্ছেদে কোন নির্বাচনের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] ১৯৬৮ খ্রিষ্টাব্দের সামরিক নির্বাচন
✅ ১৯৫৪ খ্রিষ্টাব্দের প্রাদেশিক নির্বাচন
[গ] ১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচন
[ঘ] ১৯৭৩ খ্রিষ্টাব্দের জাতীয় সংসদ নির্বাচন

১৮৭. উক্ত নির্বাচনের মাধ্যমে- (উচ্চতর দক্ষতা)
i. যুক্তফ্রন্টের নেতৃবৃন্দের জনপ্রিয়তা বৃদ্ধি পায়
ii. পূর্ব বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারার সৃষ্টি হয়
iii. মুসলিম লীগ নেতৃবৃন্দের প্রতি বাঙালির আস্থা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৮ ও ১৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব কামরুল তার দেশের প্রাদেশিক নির্বাচনে একটি আসন থেকে জয়লাভ করেন। তার দল ৩৫০টি আসনের মধ্যে ২৭০টি আসন লাভ করে। ক্ষমতাসীন দলটি পায় মাত্র ৩০টি আসন।

১৮৮. জনাব কামরুলের নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তান আমলের কোন নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে।(প্রয়োগ)
✅ যুক্তফ্রন্ট নির্বাচন
[খ] সত্তরের সাধারণ নির্বাচন
[গ] একাত্তরের নির্বাচন
[ঘ] খিলাফতের নির্বাচন

১৮৯. ক্ষমতাসীন দলটির পরাজয়ের কারণ- (উচ্চতর দক্ষতা)
i. জনপ্রিয়তার শূন্যতা
ii. অগণতান্ত্রিকতার ফল
iii. সমর্থন ও আস্থা হারানো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 নির্বাচন পরবর্তী ঘটনা প্রবাহ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৫৬
⚛ যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ছিল- ১৪ সদস্যবিশিষ্ট।
⚛ যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন- কৃষি, সমবায় ও পল্লীউন্নয়ন মন্ত্রী।
⚛ ফজলুল হকের সাক্ষাৎকার বিকৃত করা হয়- নিউইয়র্ক টাইমস পত্রিকা।
⚛ যুক্তফ্রন্ট সরকার বাতিল হয়- ভারত শাসন আইন ৯২ (ক) ধারা বলে।
⚛ যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হয়- মাত্র ৫৬ দিনে।
⚛ যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে চালু হয়- গভর্নরের শাসন।
⚛ যুক্তফ্রন্ট গঠিত হয়- শেরে বাংলার নেতৃত্বে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯০. যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কত খ্রিষ্টাব্দে গঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৩৭
[খ] ১৯৪৭
✅ ১৯৫৪
[ঘ] ১৯৭০

১৯১. কার নেতৃত্বে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয়েছিল? (জ্ঞান)
[ক] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
✅ এ. কে. ফজলুল হকের
[গ] শামসুল হকের
[ঘ] আবুল কাশেমের

১৯২. কত জন সদস্য নিয়ে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৩
✅ ১৪
[গ] ১৫
[ঘ] ১৬

১৯৩. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব দেওয়া হয় কাকে? (জ্ঞান)
[ক] সৈয়দ আজিজুল হককে
✅ আবু হোসেন সরকারকে
[গ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
[ঘ] আবুল কাশেমকে

১৯৪. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার শিক্ষা বিভাগের দায়িত্ব কে লাভ করেন? (জ্ঞান)
[ক] আবু হোসেন
[খ] আবু হেনা
✅ সৈয়দ আজিজুল হক
[ঘ] ফজলুল হক

১৯৫. যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদের কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব কে লাভ করেন? (জ্ঞান)
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] এ. কে. ফজলুল হক
[গ] আজিজুল হক
[ঘ] আবুল হোসেন

১৯৬. যুক্তফ্রন্টের নিরঙ্কুশ জয় কোন দলটি ভালো চোখে দেখেনি? (জ্ঞান)
[ক] খেলাফতে রব্বানী
[খ] তফসিলি ফেডারেশন
[গ] নেজাম-ই-ইসলাম
✅ মুসলিম লীগ

১৯৭. যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে কোন দলটি ষড়যন্ত্র শুরু করেছিল? (জ্ঞান)
[ক] জাতীয় কংগ্রেস
✅ মুসলিম লীগ
[গ] খেলাফতে রব্বানী
[ঘ] তফসিলি ফেডারেশন

১৯৮. যুক্তফ্রন্ট কোন দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করে? (জ্ঞান)
[ক] ২১ জানুয়ারি 
✅ ২১ ফেব্রুয়ারি
[গ] ২১ আগস্ট
[ঘ] ২১ সেপ্টেম্বর

১৯৯. কোনটিকে বাংলা ভাষার গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দিলে পাকিস্তান কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ হয়ে উঠেছিল? (জ্ঞান)
[ক] কার্জন হলকে
[খ] রোকেয়া হলকে
✅ বর্ধমান হাউসকে
[ঘ] জাতীয় জাদুঘরকে

২০০. ১৯৫৪ খ্রিষ্টাব্দের কোন মাসে কেন্দ্রীয় কারাগারের সামনে কারা কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের মধ্যে সংঘর্ষ হয়? (জ্ঞান)
[ক] এপ্রিল
✅ মে
[গ] জুলাই
[ঘ] আগস্ট

২০১. ১৯৫৪ খ্রিষ্টাব্দে আদমজী জুট মিলে কাদের মধ্যে গোলযোগ হয়েছিল? (জ্ঞান)
[ক] পাকিস্তানি ও বিহারি শ্রমিক
[খ] হিন্দু ও বিহারি শ্রমিক
✅ বাঙালি ও বিহারি শ্রমিক
[ঘ] বিহারি ও পাঞ্জাবি শ্রমিক

২০২. ফজলুল হকের সাক্ষাৎকার বিকৃত করে কোন পত্রিকা? (জ্ঞান)
✅ নিউইয়র্ক টাইমস
[খ] আনন্দ বাজার
[গ] যুগান্তর
[ঘ] দৈনিক আজাদ

২০৩. কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইনের কোন ধারা বলে যুক্তফ্রন্ট সরকার বাতিল করে? (জ্ঞান)
[ক] ৯২ (খ)
[খ] ৯৩ (খ)
✅ ৯২ (ক)
[ঘ] ৯২ (গ)

২০৪. যুক্তফ্রন্ট সরকার বাতিল ঘোষণা করা হয় কত তারিখে? (জ্ঞান)
✅ ৩০ মে
[খ] ২৮ মে
[গ] ২৬ মে
[ঘ] ২৫ মে

২০৫. কেন্দ্রীয় সরকার পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট সরকার বাতিল করে কোন ধরনের শাসনব্যবস্থা জারি করে? (জ্ঞান)
✅ গভর্নরের শাসন
[খ] স্থানীয় শাসন
[গ] কেন্দ্রীয় শাসন
[ঘ] সামরিক শাসন

২০৬. যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতদিন শাসন করেছিল? (জ্ঞান)
[ক] ৪৫
[খ] ৫০
✅ ৫৬
[ঘ] ৬০

২০৭. কত খ্রিষ্টাব্দে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়? (জ্ঞান)
✅ ১৯৫৪
[খ] ১৯৫৫
[গ] ১৯৫৬
[ঘ] ১৯৫৭

২০৮. মূলত কাদের ষড়যন্ত্রে পূর্ব বাংলায় ঘন ঘন সরকার পরিবর্তন হচ্ছিল? (জ্ঞান)
[ক] মুসলিম লীগ ও ভারত সরকার
✅ মুসলিম লীগ ও কেন্দ্রীয় সরকার
[গ] আওয়ামী লীগ ও কেন্দ্রীয় সরকার
[ঘ] কমিউনিস্ট পার্টি ও কেন্দ্রীয় সরকার

২০৯. পূর্ব বাংলায় চার বছরে কতবার মন্ত্রিসভার পতন হয়? (জ্ঞান)
[ক] আট
✅ সাত
[গ] পাঁচ
[ঘ] চার

২১০. পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কতবার পূর্ব বাংলায় গভর্নরের শাসন জারি করে? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১১. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ছিলেন- (অনুধাবন)
i. আবু হোসেন সরকার
ii. সৈয়দ আজিজুল হক
iii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১২. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার দাপ্তরিক বিন্যাস অনুসন্ধান করলে দেখা যায়- (অনুধাবন)
i. ফজলুল হক ছিলেন মূখ্যমন্ত্রী
ii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অর্থমন্ত্রী
iii. সৈয়দ আজিজুল হক ছিলেন শিক্ষামন্ত্রী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৩. যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বারবার দায়িত্ব রদবদলের যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. মুসলিম লীগের ষড়যন্ত্র
ii. কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র
iii. যুক্তফ্রন্টের শরিক দলের কোন্দল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 ১৯৫৬ খ্রিষ্টাব্দের সংবিধান 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৫৬
⚛ রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো- সংবিধান।
⚛ সংবিধানের মাধ্যমেই পরিচালিত হয় একটি দেশের- শাসনকার্য।
⚛ পাকিস্তান রাষ্ট্রের জন্ম নেয়ার পর হতে জোরালো হয়- সংবিধান রচনায়।
⚛ নির্বাচিত গণপ্রতিনিধিদের মাধ্যমেই গড়ে তোলা হয়- গণপরিষদ।
⚛ গণপরিষদের দায়িত্ব ছিল- সংবিধান প্রণয়ন।
⚛ পাকিস্তানের গভর্নর জেনারেল সংবিধান প্রণয়নের উদ্যোগ নেয়।- ১৯৫৫ খ্রিষ্টাব্দের মার্চ মাসে।
⚛ আইয়ুব খান ছিলেন- সামরিক শাসক।
⚛ পাকিস্তানে সাংবিধানিক শাসনের অবসান ঘটে- ১৯৫৮ খ্রিষ্টাব্দে।
⚛ পূর্ববাংলার জনদাবি ছিল- নতুন সংবিধান ও স্বায়ত্ত্বশাসন।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১৪. পশ্চিম পাকিস্তানের কোন দলটি পূর্ব বাংলাকে উপনিবেশে পরিণত করতে চেয়েছিল? (জ্ঞান)
[ক] জাতীয় কংগ্রেস
[খ] নেজাম-ই-ইসলামী
✅ মুসলিম লীগ
[ঘ] কমিউনিস্ট পার্টি

২১৫. কত খ্রিষ্টাব্দের নির্বাচিত গণপ্রতিনিধিদের সমন্বয়ে পাকিস্তান গণপরিষদ গঠিত হয়েছিল? (জ্ঞান)
[ক] ১৯৩৫
[খ] ১৯৩৯
[গ] ১৯৪২
✅ ১৯৪৬

২১৬. নিচের কোনটি গণপরিষদের দায়িত্ব ছিল? (জ্ঞান)
✅ নতুন সংবিধান প্রণয়ন
[খ] মন্ত্রিসভা গঠন
[গ] বিচার বিভাগ পুনর্গঠন
[ঘ] স্থানীয় সরকার গঠন

২১৭. কত খ্রিষ্টাব্দে গণপরিষদ কর্তৃক মূলনীতি কমিটি গঠন করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৪
✅ ১৯৪৯
[গ] ১৯৫০
[ঘ] ১৯৫১

২১৮. গণপরিষদের মূলনীতি কমিটিতে কোন অঞ্চলের প্রতিনিধি খুব নগণ্য ছিল? (জ্ঞান)
[ক] পশ্চিম বাংলার
[খ] পাঞ্জাবের
✅ পূর্ব বাংলার
[ঘ] বেলুচিস্তানের

২১৯. ১৯৪৯ খ্রিষ্টাব্দের সংবিধান মূলনীতি কমিটি কত মাস পর সুপারিশ ও প্রতিবেদন পেশ করেছিল? (অনুধাবন)
[ক] ১৫
[খ] ১৬
[গ] ১৭
✅ ১৮

২২০. গণপরিষদের মূলনীতি কমিটির সুপারিশে কোন অঞ্চলের জনগণকে সবদিক থেকে বঞ্চিত করা হয়েছিল? (জ্ঞান)
[ক] পাঞ্জাবের
[খ] পশ্চিম বাংলার
✅ পূর্ব বাংলার
[ঘ] সিন্ধুর

২২১. কত খ্রিষ্টাব্দে গণপরিষদের মূলনীতি কমিটির প্রতিবেদন প্রকাশিত হলে পূর্ব বাংলায় ব্যাপক প্রতিবাদ উঠেছিল? (জ্ঞান)
✅ ১৯৫০
[খ] ১৯৫২
[গ] ১৯৫৪
[ঘ] ১৯৫৫

২২২. দ্বিতীয় প্রতিবেদনটি গণপরিষদ মূলনীতি কমিটি কত খ্রিষ্টাব্দে প্রকাশ করেছিল? (জ্ঞান)
[ক] ১৯৪৮
[খ] ১৯৫০
✅ ১৯৫২
[ঘ] ১৯৫৪

২২৩. গণপরিষদ মূলনীতি কমিটি তৃতীয় প্রতিবেদন কত খ্রিষ্টাব্দে প্রকাশ করেছিল? (জ্ঞান)
[ক] ১৯৪৭
[খ] ১৯৪৯
[গ] ১৯৫০
✅ ১৯৫৩

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২২৪. গণপরিষদের দায়িত্ব ছিল- (অনুধাবন)
i. শাসন বিভাগের দায়িত্ব পালন করা
ii. নতুন সংবিধান প্রণয়ন করা
iii. কেন্দ্রীয় আইনসভা হিসেবে কাজ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৫. ১৯৫৮ খ্রিষ্টাব্দে আইয়ুব খানের সামরিক শাসন জারির মাধ্যমে- (অনুধাবন)
i. সংবিধান স্থগিত করা হয়
ii. গণতন্ত্রের চর্চা বৃদ্ধি পায়
iii. পাকিস্তানে সাংবিধানিক শাসনের অবসান ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৬ ও ২২৭ নং প্রশ্নের উত্তর দাও :
 ১৯৫৬ খ্রিষ্টাব্দে ‘ক’ দেশের প্রথম সংবিধান প্রণীত হয়। তবে সংবিধানটি চালু ছিল মাত্র দু’বছর। ১৯৫৮ খ্রিষ্টাব্দে সামরিক শাসন জারির মাধ্যমে সংবিধানটি স্থগিত করা হয়।

২২৬. ‘ক’ দেশের সাথে সাদৃশ্যপূর্ণ দেশ কোনটি? (প্রয়োগ)
[ক] ভারত
[খ] নেপাল
[গ] ভুটান
✅ পাকিস্তান

২২৭. উক্ত দেশে সামরিক শাসন জারির ফলে- (উচ্চতর দক্ষতা)
i. গণতন্ত্রের চর্চা বাধাগ্রস্ত হয়
ii. সাংবিধানিক শাসনের পরিসমাপ্তি ঘটে
iii. গণতন্ত্র চর্চার পথ সুগম হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide