SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১০ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
দশম অধ্যায়

Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-10
History of Bangladesh and World Civilization
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন

১. ১৯০৫ খ্রিষ্টাব্দে বাংলা ভাগ করেন কে?
[ক] লর্ড কর্ণওয়ালিস
✅ লর্ড কার্জন
[গ] লর্ড চেমসফোর্ড
[ঘ] লর্ড রীডিং

২. মাস্টারদা সূর্য সেনা এর নেতৃত্বে গঠিত বিপ্লবী সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে ছিল-
i. চট্টগ্রাম বিপ্লবী বাহিনী গঠন
ii. স্বাধীন চিটাগাঙ সরকারের ঘোষণা
iii. চিটাগাঙ রিপাবলিকান আর্মি গঠন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
নিশাপুর চা-বাগানে চা-শ্রমিকরা তাদের কম মজুরীর প্রতিবাদ করতে রাস্তায় নেমে বিক্ষোভ করছিল। অবরোধ, ভাংচুর চালাতে থাকলে শ্রমিক নেতা কিরণ তাদের সহিংস আন্দোলন পরিত্যাগ করে নিয়মতান্ত্রিক আন্দোলনের জন্য আহবান জানান।

৩. শ্রমিক নেতা কিরণ কোন ব্যক্তির নীতি দ্বারা প্রভাবিত হয়েছেন?
[ক] ক্ষুদিরাম
[খ] মাস্টারদা সূর্যসেন
✅ মহাত্মা গান্ধী
[ঘ] পুলিন বিহারী দাস

৪. উক্ত নেতার কর্মকাণ্ডের মধ্যে ছিল-
i. হিন্দু-মুসলমানের ঐক্য দৃঢ়করণ
ii. নির্যাতনমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ
iii. সত্যাগ্রহ বন্দীদের মুক্তিদানের দাবি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বাংলা চুক্তি কী নামে খ্যাত? (সকল বোর্ড - ২০১৬)
✅ সি আর দাস ফর্মুলা
[খ] মহাত্মাগান্ধী ফর্মুলা
[গ] সোহরাওয়ার্দী ফর্মুলা
[ঘ] মতিলাল নেহেরু ফর্মুলা

২. ১৮৫৭ খ্রিষ্টাব্দের সিপাহি বিপ্লবের তাৎপর্য কী ছিল? (সকল বোর্ড - ২০১৫)
✅ কোম্পানি শাসনের অবসান ঘটে
[খ] কোম্পানি শাসনের স্থায়িত্ব বৃদ্ধি পায়
[গ] মুসলমানরা জয় লাভ করে
[ঘ] ইংরেজ শাসনের অবসান ঘটে

৩. চট্টগ্রামের পাহাড়তলীতে ‘ইউরোপিয়ান ক্লাব’ আক্রমণ নেতৃত্বে দেন কে? (সকল বোর্ড - ২০১৫)
[ক] সূর্যসেন
✅ প্রীতিলতা ওয়াদ্দেদার
[গ] প্রফুল্ল চাকী
[ঘ] বাঘা যতিন

৪. উপমহাদেশের স্বাধিকার-স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে গৌরবময় ভূমিকা কাদের ছিল? (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ভারতীয়দের
[খ] ব্যবসায়ীদের
✅ বাঙালিদের
[ঘ] ব্রিটিশদের

৫. ডালহৌসি কর্তৃক দিল্লি সম্রাট পদ বিলুপ্ত হলে কে সম্রাট পদ থেকে বঞ্চিত হন? (খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] শাহ আলম
[খ] শাজাহান
✅ দ্বিতীয় বাহাদুর শাহ
[ঘ] আকবর

৬. বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়? (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
[ক] পাকিস্তানে
[খ] কর্নাটে
✅ রেঙ্গুনে
[ঘ] ব্যারাকপুরে

৭. কত খ্রিষ্টাব্দে ইংরেজ শাসনের অবসান হয়? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ১৮৫৮
[খ] ১৮৫৯
✅ ১৯৪৭
[ঘ] ১৯৪৮

৮. বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ গঠিত হয়েছিল? (আল হেরা একাডেমি, পাবনা)
[ক] পূর্ববাংলা ও বিহার
✅ পূর্ব বাংলা ও আসাম
[গ] পশ্চিম বাংলা ও উড়িষ্যা
[ঘ] পশ্চিম বাংলা ও আসাম

৯. বঙ্গভঙ্গ রদ ঘোষিত হয় কোথায়? (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ দিল্লিতে
[খ] ইংল্যান্ডে
[গ] আসানসোলে
[ঘ] লক্ষ্ণৌতে

১০. স্বদেশী আন্দোলন পরিচালিত হয়েছিল কাদের বিরুদ্ধে? (প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ, খুলনা)
[ক] মুসলিম লীগের বিরুদ্ধে
[খ] কংগ্রেসের বিরুদ্ধে
✅ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে
[ঘ] মুসলিম লীগ ও ব্রিটিশের বিরুদ্ধে

১১. শিক্ষা আন্দোলনের বৈশিষ্ট্য ছিল কোনটি? (গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর)
[ক] সরকারি বিদ্যালয় স্থাপন
[খ] ইংরেজি ভাষায় শিক্ষাদান
✅ কারিগরি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা
[ঘ] বিজ্ঞান শিক্ষাকে নিষিদ্ধ করা

১২. বরিশালের চারণ কবি কে ছিলেন? (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ মুকুন্দ দাস
[খ] দ্বিজেন্দ্রনাথ
[গ] রজনীকান্ত
[ঘ] রবীন্দ্রনাথ

১৩. কোনটি হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ ব্রিটিশ বিরোধী আন্দোলন? (পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] স্বদেশী ও বিপ্লবী আন্দোলন
[খ] সশস্ত্র ও বিপ্লবী আন্দোলন
[গ] সশস্ত্র ও খিলাফত আন্দোলন
✅ খিলাফত ও অসহযোগ আন্দোলন

১৪. কোন আইন ভারতের সর্বস্তরের জনগণকে ব্রিটিশ শাসনের প্রতি বিক্ষুব্ধ করে তোলে? (রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] মর্লি-মিন্টো আইন
[খ] মন্টেগু-চেমসফোর্ড আইন
✅ রাওলাট আইন
[ঘ] ভারত শাসন আইন

১৫. ভারতবর্ষে খিলাফত ও অসহযোগ আন্দোলন কেন ‘প্রথম সর্বভারতীয় গণআন্দোলন’ হিসেবে পরিগণিত? (খড়রিয়া এজিএম মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল)
[ক] কংগ্রেস ও মুসলিম লীগকে একক আন্দোলনে উদ্বুদ্ধ করায়
✅ ঐক্যবদ্ধভাবে হিন্দু-মুসলিমদের ব্রিটিশ বিরোধী চেতনায়
[গ] হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি ও সমঝোতা সৃষ্টি করায়
[ঘ] হিন্দু-মুসলিমদের মধ্যে একক নেতৃত্ব প্রতিষ্ঠা করায়

১৬. রাসবিহারীকে ধরার জন্য ইংরেজ সরকার পুরস্কার ঘোষণা করে কেন? (পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ইংরেজ সেনাপতির সাথে আঁতাত করায়
[খ] ইংরেজদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলায়
✅ লর্ড হার্ডিংকে হত্যা প্রচেষ্টার জন্য
[ঘ] জমিদারদের উৎখাত করার

১৭. মাস্টারদা সূর্যসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন? (রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] রাজশাহী
✅ চট্টগ্রাম
[গ] দিনাজপুর
[ঘ] রংপুর

১৮. প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি? (পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়)
[ক] অর্থনৈতিক সংস্কার
[খ] রাজস্ব বর্ধিতকরণ
[গ] মুদ্রানীতি জারিকরণ
✅ ব্রিটিশবিরোধী মনোভাব

১৯. হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের দলিল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত ছিল? (রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়)
✅ বেঙ্গল প্যাক্ট
[খ] ইন্ডিয়া প্যাক্ট
[গ] পাকিস্তান প্যাক্ট
[ঘ] সাধারণ প্যাক্ট

২০. কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন? (খড়রিয়া এজিএম মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল)
[ক] সাম্প্রদায়িক দাঙ্গা বৃদ্ধির জন্য
[খ] সাম্প্রদায়িক চেতনা বৃদ্ধির জন্য
✅ সাম্প্রদায়িক সমস্যা সমাধানের জন্য
[ঘ] সম্প্রদায়গত মনোভাব সৃষ্টির জন্য

২১. লাহোর প্রস্তাব গৃহীত হয় কত খ্রিষ্টাব্দে? (নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ১৯৫৩
✅ ১৯৪০
[গ] ১৯৪২
[ঘ] ১৯৪৩

২২. ১৪ আগস্ট ১৯৪৭ খ্রিষ্টাব্দে বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্র জন্মলাভ করে। এখানে কোন রাষ্ট্রের কথা বলা হয়েছে? (নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ভারত
✅ পাকিস্তান
[গ] ইংল্যান্ড
[ঘ] বাংলাদেশ

২৩. ‘ভারত ছাড়’ আন্দোলন করে কোন দল? (মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ কংগ্রেস
[খ] মুসলিম লীগ
[খ] কৃষক প্রজাপার্টি
[ঘ] খিলাফত আন্দোলন

২৪. ‘ভারত ছাড়’ আন্দোলনের অন্যতম প্রকৃতি ছিল কোনটি? (প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ, খুলনা)
[ক] জনগণের বিরোধিতা
✅ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
[গ] জমিদারের জন্য সুবিধা
[ঘ] জমিদারের নায়েবদের রক্ষা

২৫. ব্রিটিশ নেতৃবৃন্দের দ্বারা ‘ওয়াভেল পরিকল্পনা’ গ্রহণ করা হয় কেন? (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ ভারতীয় রাজনৈতিক অস্থিরতা দূর করতে
[খ] ধর্মীয় সংস্কার ব্যবস্থা প্রবর্তন করতে
[গ] অর্থনৈতিক সংস্কার আনয়ন করতে
[ঘ] ব্রিটিশ সেনাবাহিনীকে প্রশিক্ষিত করতে

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬. বাঙালি তরুণ সমাজ ইংরেজ শাসনের ভিত কাঁপিয়ে তোলে- (ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস হাইস্কুল, ঢাকা)
i. সশস্ত্র সংগ্রামের মাধ্যমে
ii. দলে দলে আত্মাহুতি দিয়ে
iii. জয়বাংলা স্লোগান দিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭. সিপাহিদের নেতৃত্বে বিদ্রোহের সামরিক কারণ হচ্ছে- (মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
i. ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মাঝে বৈষম্য
ii. ভূমি রাজস্বনীতি
iii. ভারতীয় সেনাদের কম সুযোগ সুবিধা প্রদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. বঙ্গভঙ্গের বিরুদ্ধে যারা আন্দোলন করেন- (বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
i. বিপিনচন্দ্র পাল
ii. অরবিন্দ ঘোষ
iii. অশ্বিনীকুমার দত্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯. স্বদেশী আন্দোলনের সময় কবি সাহিত্যিকরা পত্রপত্রিকায় লেখালেখি করেন- (খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়)
i. জনগণকে সচেতন করতে
ii. দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে
iii. রাজনৈতিক দক্ষতা অর্জন করতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. স্বদেশী আন্দোলনের ফলাফল ছিল- (রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়)
i. এ আন্দোলন ব্রিটিশবিরোধী ও স্বাধীনতা আন্দোলনের সূচনা করে
ii. এ আন্দোলন দেশীয় ভাষা, শিক্ষা ও সাহিত্যচর্চায় উৎসাহ আনয়ন করে
iii. এ আন্দোলন হিন্দু-মুসলিম সম্পর্কে নতুন মাত্রা যোগ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i ও iii

৩১. স্বদেশী আন্দোলনের পর্যায় ছিল- (মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়)
i. সভা-সমিতিতে বক্তৃতা দান ও বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন
ii. আত্মশক্তি গঠন ও জাতীয় শিক্ষা আন্দোলন
iii. বয়কট ও সন্ত্রাসের পথ গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২. খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন- (প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ, খুলনা)
i. মাওলানা মোহাম্মদ আলী
ii. মাওলানা শওকত আলী
iii. মাওলানা আবুল কালাম আজাদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩. সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ হলো- (ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস)
i. গণবিচ্ছিন্নতা
ii. গোপনীয়ভাবে কর্মকাণ্ড পরিচালনা
iii. সমন্বয়ের অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. বাংলা চুক্তিতে স্বরাজ দল প্রতিশ্রুতি দিয়েছিল- (মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
i. হিন্দু-মুসলিম সম্প্রীতি
ii. স্বরাজ অর্জনের পর মুসলমানরা প্রশাসনের ৫৫% পদ লাভ করবে
iii. মসজিদের সামনে বাদ্য বাজানো নিষিদ্ধ এবং মুসলমানরা গরু কোরবানি দিতে পারবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫. বাংলা চুক্তির অবসান ঘটে- (ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস হাইস্কুল, ঢাকা)
i. কংগ্রেসের বিরোধিতার কারণে
ii. হিন্দু মহাসভা ও মুসলমানদের তাবলীগ, তানজীম আন্দোলনের কারণে
iii. চিত্তরঞ্জন দাশের অকাল মৃত্যুর ফলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iiiল
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬. আতিক বলেন যে, স্বাধীন অখন্ড বাংলা গঠন শুধু কতিপয় নেতার স্বপ্নই রয়ে গেল। আতিক বলেছে- (নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
i. শরৎচন্দ্র বসুর কথা
ii. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা
iii. মোহাম্মদ আলী জিন্নাহর কথা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ প্রশ্নের উত্তর দাও :
নিশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সে দেখল বিদেশি শাসকরা এ দেশের জনগণের ওপর নির্যাতন করে। এই প্রতিকারের জন্য সে সশস্ত্র সংগঠন গড়ে তোলে এবং সর্বাত্মক প্রতিরোধ করে ব্যর্থ হয় ও আত্মহত্যা করে। (সকল বোর্ড - ২০১৬)

৩৭. নিশি কোন বাঙালি নারী দ্বারা অনুপ্রাণিত?
[ক] বেগম রোকেয়া
✅ প্রীতিলতা ওয়াদ্দেদার
[গ] কল্পনা দত্ত
[ঘ] অম্বিকা চক্রবর্তী

৩৮. উক্ত নারী ও তার বাহিনী পরাজয়ের কারণ-
i. গণবিচ্ছিন্নতা
ii. স্বার্থপরতা
iii. গোপনীয়তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি চিরতরে নষ্ট হয়ে যায়। পরস্পর পরস্পরকে শত্রু ভাবতে শুরু করে। নেতাদের উদার প্রচেষ্টা, বিভিন্ন যৌথ রাজনৈতিক কর্মসূচির ফলে মাঝে মাঝে ঐক্যের সম্ভাবনা উজ্জ্বল হলেও শেষ পর্যন্ত ব্রিটিশ বিভেদ নীতিরই জয় হয়।
(দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট)

৩৯. অনুচ্ছেদে উল্লিখিত গুরুত্বপূর্ণ ঘটনাটি কী?
✅ বঙ্গভঙ্গ
[খ] বঙ্গভঙ্গ রদ
[গ] অসহযোগ আন্দোলন
[ঘ] স্বদেশী আন্দোলন

৪০. অনুচ্ছেদে উল্লিখিত পরিস্থিতির পরিণতি হলো-
i. উপমহাদেশের বিভক্তি
ii. ভারত সৃষ্টি
iii. বাংলাদেশ সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২৪

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪১. কোন যুদ্ধের পরপরই এদেশের কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে? (জ্ঞান)
[ক] স্বাধীনতা যুদ্ধ
[খ] মুক্তিযুদ্ধ
✅ পলাশী যুদ্ধ
[ঘ] দ্বিতীয় বিশ্বযুদ্ধ

৪২. পলাশী যুদ্ধের কত বছর পরে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়? (জ্ঞান)
[ক] দুইশ বছর
✅ একশ বছর
[গ] তিনশ বছর
[ঘ] চারশ বছর

৪৩. বাঙালি তরুণ সমাজ ইংরেজি শাসনের ভিত কাঁপিয়ে তোলে কীভাবে? (অনুধাবন)
[ক] জয়বাংলা স্লোগান দিয়ে
[খ] প্রতিবাদ মিছিল করে
[গ] প্রতিবাদ সমাবেশ করে
✅ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে

৪৪. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৮৫৫
[খ] ১৮৫৬
✅ ১৮৫৭
[ঘ] ১৮৫৮

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৫. পরাধীনতার একশ বছর পর স্বাধীনতা ঘোষণা করে- (অনুধাবন)
i. এদেশের সৈনিকরা
ii. এ দেশের শিক্ষকরা
iii. দেশীয় রাজরাজারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রাম 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২৪
⚛ স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করেন- লর্ড ডালহৌসি।
⚛ ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্ব, ঔদ্ধত্যপূর্ণ আচরণ- সিপাহিদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালায়।
⚛ সিপাহিদের ব্যবহারের জন্য প্রচলন হয়- এনফিল্ড রাইফেল।
⚛ বিদ্রোহের প্রথম আগুন জ্বলে উঠে- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে।
⚛ সিপাহি বিদ্রোহের সূচনা করেন- মঙ্গলপাণ্ডে।
⚛ সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট ছিলেন- দ্বিতীয় বাহাদুর শাহ।
⚛ বাহাদুর শাহ পার্ক অবস্থিত- ঢাকায়।
⚛ সিপাহি বিদ্রোহের ফলে অবসান ঘটে- কোম্পানি শাসনের।
⚛ ঝাঁসির রানি লক্ষীবাঈ নিহত হন- সিপাহি বিদ্রোহে।
⚛ ভারতের স্বাধীনতা সংগ্রাম বেগবান হয়- সিপাহি বিদ্রোহের মাধ্যমে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৬. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৮৫৫
✅ ১৮৫৭
[গ] ১৮৫৯
[ঘ] ১৮৬১

৪৭. কোন কোম্পানি ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণ করে? (জ্ঞান)
[ক] অ্যাপেক্স কোম্পানি
[খ] ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি
✅ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
[ঘ] নর্থ ইন্ডিয়া কোম্পানি

৪৮. ইস্টইন্ডিয়া কোম্পানির রাজ্য বিস্তার কোন সময় থেকে? (জ্ঞান)
[ক] পলাশী যুদ্ধের আগে
✅ পলাশী যুদ্ধের পরে
[গ] নীল বিদ্রোহের আগে
[ঘ] নীল বিদ্রোহের পরে

৪৯. স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করেন কে? (জ্ঞান)
[ক] লর্ড ক্লাইভ
[খ] লর্ড কার্জন
✅ লর্ড ডালহৌসি
[ঘ] লর্ড মাউন্টব্যাটেন

৫০. কোনটির অজুহাতে অযোধ্যা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়? (জ্ঞান)
[ক] অভাব
✅ অপশাসন
[গ] দুর্নীতি
[ঘ] দুর্ভিক্ষ

৫১. দিল্লির সম্রাট পদ কে বিলুপ্ত করেন? (জ্ঞান)
[ক] লজ অ্যালেন
✅ লর্ড ডালহৌসি
[গ] লর্ড কার্জন
[ঘ] লর্ড কর্নওয়ালিস

৫২. দিল্লির সম্রাট কেন ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষুব্ধ হন? (অনুধাবন)
[ক] উপঢৌকন প্রদান না করায়
✅ সম্রাট পদ বিলোপ করায়
[গ] কর প্রদান না করায়
[ঘ] সেনাবাহিনী সরবরাহ না করায়

৫৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সাথে সাথে কোনটি শুরু হয়? (জ্ঞান)
[ক] সামাজিক অশান্তি
✅ চরম অর্থনৈতিক শোষণ
[গ] ধর্মীয় আইন প্রয়োগ
[ঘ] কৃষকদের সহায়তা

৫৪. রাজনৈতিক ক্ষমতা দখলের আগেই এদেশের শিল্প ধ্বংস করেছিল কারা? (অনুধাবন)
✅ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
[খ] ওলন্দাজ কোম্পানি
[গ] রাজাকার বাহিনী
[ঘ] হানাদার বাহিনী

৫৫. ব্রিটিশদের কোন নীতির কারণে এদেশের কৃষি ধ্বংস হয়? (জ্ঞান)
✅ ভূমি রাজস্ব নীতি
[খ] চার্টার নীতি
[গ] জন নীতি
[ঘ] খাদ্য সংরক্ষণ নীতি

৫৬. ক্ষমতা দখলের পর ভূমি রাজস্ব নীতির নামে দরিদ্র কৃষকের কী ধ্বংস করা হয়? (প্রয়োগ)
[ক] জমি
[খ] খাজনা
[গ] অধিকার
✅ অর্থনৈতিক মেরুদণ্ড

৫৭. ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন কাজের ফলে অনেক বনেদি জমিদার অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন? (উচ্চতর দক্ষতা)
[ক] ক্ষমতা দখল
✅ আইন প্রয়োগ
[গ] অর্থবিনিয়োগ
[ঘ] ভূমি দখল

৫৮. ইস্ট ইন্ডিয়া কোম্পানি দরিদ্র কৃষকের ওপর অতিরিক্ত কর ধার্য করে। তাছাড়া জমিদার ও রাজস্ব আদায়কারীরা তাদের ওপর তীব্র শোষণ করে। এর ফলাফল কী দাঁড়ায়? (উচ্চতর দক্ষতা)
[ক] কৃষক ধনীক শ্রেণি বনে যায়
[খ] কৃষকদের জন্য ভাগ্যের দুয়ার খুলে যায়
✅ কৃষক মহাজনদের কাছে ঋণগ্রস্ত হয়
[ঘ] কৃষকরা আত্মহত্যার পথ বেছে নেয়

৫৯. সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে পাশ্চাত্যের প্রভাব ছিল কোন সময়ে? (জ্ঞান)
[ক] আঠারো শতকের প্রথমার্ধে
✅ উনিশ শতকের প্রথমার্ধে
[গ] বিশ শতকের প্রথমার্ধে
[ঘ] একুশ শতকের প্রথমার্ধে

৬০. ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমাজ সংস্কারমূলক কাজ মেনে নিতে পারেনি কারা? (অনুধাবন)
[ক] মুসলমান ও খ্রিষ্টান
[খ] হিন্দু ও বৌদ্ধ
[গ] বৌদ্ধ ও জৈন
✅ মুসলমান ও হিন্দু

৬১. মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল কেন? (অনুধাবন)
[ক] ভারতীয় সৈনিকদের ধর্ম পালনে বাধা দেওয়ায়
✅ ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করায়
[গ] ভারতীয় সৈনিকদের নিম্নমানের অস্ত্র সরবরাহ করায়
[ঘ] ভারতীয় সৈনিকদের সমুদ্র পাড়ি দিতে বাধ্য করায়

৬২. ভারতীয় সিপাহীদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে উঠে কেন? (অনুধাবন)
✅ ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্বে
[খ] ইংরেজদের অত্যাচার
[গ] পলাশী যুদ্ধের কারণে
[ঘ] সতীদাহপ্রদাহ বিলোপ

৬৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী? (অনুধাবন)
[ক] রাজনৈতিক বৈষম্য
✅ ধর্মীয় অনুভূতিতে আঘাত
[গ] অর্থনৈতিক বৈষম্য
[ঘ] লেনদেনে সমস্যা

৬৪. হিন্দু সম্প্রদায়ের বদ্ধমূল ধারণা মতে কী করলে ধর্ম নষ্ট হয়? (জ্ঞান)
[ক] মাছ খেলে
[খ] ভাত খেলে
✅ সমুদ্র পাড়ি দিলে
[ঘ] জীব হত্যা করলে

৬৫. ব্রিটিশরা সিপাহিদের জন্য কোন ধরনের রাইফেল প্রচলন করে? (জ্ঞান)
[ক] সিগফিল্ড
✅ এনফিল্ড
[গ] এম. এল জি
[ঘ] এন-১

৬৬. গরু ও শূকরের চর্বি মিশ্রিত ছিল কোথায়? (অনুধাবন)
[ক] রাইফেলের গায়ে
[খ] সৈন্যদের হাতে
✅ বাইফেলের টোটায়
[ঘ] ইংরেজদের খাদ্যে

৬৭. বিদ্রোহের আগুন প্রথমে জ্বলে ওঠে কোথায়? (জ্ঞান)
[ক] নাগপুরে
[খ] উদয়পুরে
✅ ব্যারাকপুরে
[ঘ] কর্নাটে

৬৮. ১৮৫৭ খ্রিষ্টাব্দের কত তারিখে বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করা হয়? (জ্ঞান)
[ক] ২৫ মার্চ
[খ] ২৬ মার্চ
✅ ২৯ মার্চ
[ঘ] ৩০ মার্চ

৬৯. সর্বপ্রথম গুলি ছুড়ে কোন সিপাহি বিদ্রোহের সূচনা করেন? (জ্ঞান)
✅ মঙ্গলপাণ্ডে
[খ] বাহাদুর শাহ
[গ] শাহাজান
[ঘ] আকবর

৭০. বাহাদুর শাহ কে ছিলেন? (জ্ঞান)
[ক] সিপাহি
[খ] শিক্ষক
✅ মুঘল সম্রাট
[ঘ] লেখক

৭১. বিদ্রোহীরা দিল্লি দখল করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের কী বলে ঘোষণা করা হয়? (জ্ঞান)
[ক] শিক্ষক
[খ] লেখক
✅ বাদশা
[ঘ] রাজা

৭২. রেঙ্গুন জায়গাটি কোন দেশে অবস্থিত? (জ্ঞান)
[ক] বাংলাদেশে
[খ] পাকিস্তানে
✅ মিয়ানমারে
[ঘ] থাইল্যান্ডে

৭৩. নানা সাহেব পরাজিত হয়ে কী করেন? (জ্ঞান)
[ক] আত্মহত্যা
✅ অন্তর্ধান
[গ] দেশত্যাগ
[ঘ] সেচ্ছা নির্বাসন

৭৪. সাধারণ সৈনিকদের ওপর অমানবিক নির্যাতন করা হয় কেন? (অনুধাবন)
[ক] দুর্নীীতির কারণে
[খ] অন্যকে নির্যাতনের কারণে
✅ স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়ায়
[ঘ] কাজে অবহেলা করায়

৭৫. ঢাকার বাহাদুর শাহ পার্কে কী ঝুলিয়ে রাখা হয়? (জ্ঞান)
[ক] লাশের চহ্নি
✅ অনেক সৈনিকের লাশ
[গ] ভালো খাবার
[ঘ] পশু পাখির মৃতদেহ

৭৬. ইংরেজ শাসকদের বিভিন্ন ধরনের বীভৎস ঘটনা ঘটানোর উদ্দেশ্য কী ছিল? (উচ্চতর দক্ষতা)
[ক] স্বার্থ হাসিল করা
[খ] ক্ষমতার ভিত মজবুত করা
[গ] বাংলার জনগণকে দাবিয়ে রাখা
✅ জনমনে আতঙ্ক সৃষ্টি করা

৭৭. ভারতবর্ষে প্রথম স্বাধীনতা সংগ্রাম শেষ হয় কখন? (জ্ঞান)
✅ ১৮৫৮ খ্রিষ্টাব্দে
[খ] ১৮৫৯ খ্রিষ্টাব্দে
[গ] ১৮৬০ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৮৬১ খ্রিষ্টাব্দে

৭৮. কত খ্রিষ্টাব্দে স্বত্ববিলোপ নীতি বাতিল করা হয়? (জ্ঞান)
[ক] ১৮৫৬
[খ] ১৮৫৫
✅ ১৮৫৮
[ঘ] ১৮৬০

৭৯. ১৮৫৭ খ্রিষ্টাব্দের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ফলাফল কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] ইংরেজ শাসনের অবসান
✅ কোম্পানি শাসনের অবসান
[গ] ভারতের স্বাধীনতা অর্জন
[ঘ] সিপাহিদের অর্থনৈতিক মুক্তি

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮০. মঙ্গলপাণ্ডের বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে- (অনুধাবন)
i. ভারতের সর্বত্র
ii. সমগ্র বাংলায়
iii. আসামে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন- (অনুধাবন)
i. ঝাঁসি
ii. নাগপুর
iii. সাঁতারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮২. স্বত্ববিলোপ নীতি প্রয়োগের ফলে ক্ষতিগ্রস্ত হয়- (অনুধাবন)
i. কর্নাটের নবাব
ii. নানা সাহেব
iii. তাঞ্জোরের রাজার দত্তক পুত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৩. ১৮৫৭ খ্রিষ্টাব্দের স্বাধীনতা যুদ্ধে জড়িতদের পরিণতি হয়েছিল- (উচ্চতর দক্ষতা)
i. অনেকে যুদ্ধে শহিদ হন
ii. বাকীদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়
iii. বাকীরা দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. সিপাহিদের নেতৃত্বে বিদ্রোহের অন্যতম অর্থনৈতিক কারণ ছিল- (অনুধাবন)
i. অতিরিক্ত কর ধার্য
ii. দেশীয় শিল্প ধ্বংস করা
iii. নতুন টাকশাল নির্মাণ করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও :
বণিক শ্রেণি একদিকে বাজার দখলের নামে স্থানীয় শিল্প ধ্বংস, অপরদিকে অতিরিক্ত অর্থ লাভের আশায় জমি বন্দোবস্তের নামে কৃষি ধ্বংস করতে থাকে।

৮৫. অনুচ্ছেদে বণিক শ্রেণি বলতে কাদের বুঝানো হয়েছে? (প্রয়োগ)
✅ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
[খ] ওলন্দাজ
[গ] ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
[ঘ] ফরাসি

৮৬. বণিক শ্রেণির এরূপ অত্যাচারে- (উচ্চতর দক্ষতা)
i. বাংলার উন্নতিতে বাধার সৃষ্টি হয়
ii. বাংলার অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়
iii. সাধারণ মানুষ কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১০

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও :
ইংরেজরা ক্ষমতা গ্রহণের পর এদেশে ইংরেজি শিক্ষা, সতীদাহ প্রথা উচ্ছেদ, হিন্দু বিধবাদের পুনরায় বিবাহ, খ্রিষ্টান ধর্মযাজকদের ধর্ম প্রচার ইত্যাদির ফলে হিন্দু-মুসলমান সম্প্রদায়ের গোঁড়পন্থীরা শঙ্কিত হয়ে যায়।

৮৭. অনুচ্ছেদের ইংরেজদের সংস্কারমূলক কাজগুলো কোন পর্যায়ে পড়ে? (প্রয়োগ)
[ক] ধর্মীয় ও উন্নয়নমূলক
✅ ধর্মীয় ও সামাজিক
[গ] সামাজিক ও সেবামূলক
[ঘ] উন্নয়ন ও অর্থনৈতিক

৮৮. এরূপ ধর্মীয় ও সামাজিক রীতিনীতি সংস্কারের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. হিন্দুরা ক্ষুব্ধ হয়
ii. মুসলমানরা খুশি হয়
iii. মুসলমান ক্ষুব্ধ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও :

১৯৭১ খ্রিষ্টাব্দের স্বাধীনতা যুদ্ধে অমিত বিক্রমে দেশপ্রেমিক বাঙালি সৈনিকেরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে।

৮৯. শতবর্ষ পূর্বে অনুচ্ছেদের যুদ্ধের অনুরূপ স্বাধীনতা সংগ্রাম ছড়িয়ে পড়েছিল- (প্রয়োগ)
i. উত্তর প্রদেশে
ii. কানপুরে
iii. বাংলায়
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯০. উক্ত বিদ্রোহের তাৎক্ষণিক গুরুত্ব কী ছিল? (উচ্চতর দক্ষতা)
✅ ব্রিটিশ সরকারের শাসনভার গ্রহণ
[খ] কোম্পানির প্রত্যক্ষ শাসনভার গ্রহণ
[গ] বিদ্রোহী সিপাহিদের মৃত্যুদণ্ড প্রদান
[ঘ] ভারতের স্বাধীনতা সংগ্রাম দমন

💘 বঙ্গভঙ্গ ১৯০৫-১৯১১ খ্রিষ্টাব্দ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২৬
⚛ হিন্দু-মুসলিম সম্প্রীতি চিরতরে নষ্ট হবার কারণ- বঙ্গভঙ্গ।
⚛ পূর্ববঙ্গের মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে- বঙ্গভঙ্গকে স্বাগত জানান।
⚛ পূর্ববঙ্গের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন- ভারতীয় জাতীয় কংগ্রেস।
⚛ বঙ্গবঙ্গ কার্যকর করেন- লর্ড কার্জন।
⚛ বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলেন- সুখেন্দ্রনাথ ব্যানার্জি।
⚛ বঙ্গভঙ্গ রদ হয়- ১৯১১ খ্রিষ্টাব্দে।
⚛ বঙ্গভঙ্গ রদের ঘোষণা করেন- রাজা পঞ্চম জর্জ।
⚛ বঙ্গভঙ্গে তীব্র প্রতিক্রিয়া লক্ষ করা যায়- হিন্দু সমাজের মধ্যে।
⚛ বঙ্গভঙ্গের অন্যতম কারণ ছিল- প্রশাসনিক কেন্দ্রিভূতি।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯১. বঙ্গভঙ্গ করা হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯০৩
✅ ১৯০৫
[গ] ১৯০৬
[ঘ] ১৯০৭

৯২. হিন্দু-মুসলিম পরস্পর পরস্পরকে শত্রু ভাবতে শুরু করে কেন? (অনুধাবন)
✅ বঙ্গভঙ্গের কারণে
[খ] পারস্পরিক স্বার্থতা
[গ] ইংরেজি শিক্ষার প্রভাব
[ঘ] বঙ্গভঙ্গ রদ

৯৩. বঙ্গভঙ্গ ঘোষণা দেন কে? (জ্ঞান)
✅ লর্ড কার্জন
[খ] লর্ড ডালহৌসি
[গ] লর্ড হার্ডিং
[ঘ] লর্ড বেন্টিঙ্ক

৯৪. কত খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয়।(জ্ঞান)
[ক] ১৯০০
[খ] ১৯০২
✅ ১৯০৩
[ঘ] ১৯০৪

৯৫. বঙ্গভঙ্গ কার্যকর হলে নবগঠিত প্রদেশের রাজধানী কোথায় স্থাপিত হয়? (জ্ঞান)
✅ ঢাকায়
[খ] দিল্লিতে
[গ] বিক্রমপুরে
[ঘ] ইসলামাবাদে

৯৬. পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে কোন প্রদেশ গঠিত হয়? (জ্ঞান)
[ক] বাংলা প্রদেশ
[খ] আসাম প্রদেশ
✅ পশ্চিম বাংলা প্রদেশ
[ঘ] ত্রিপুরা প্রদেশ

৯৭. কার শাসনামলে বঙ্গভঙ্গ একটি প্রশাসনিক সংস্কার ছিল? (জ্ঞান)
[ক] লর্ড কর্ণওয়ালিস
✅ লর্ডকার্জন
[গ] জেনারেল ডায়ার
[ঘ] লর্ড হার্ডিং

৯৮. উপমহাদেশের এক-তৃতীয়াংশ লোকের বসবাস ছিল কোথায়? (অনুধাবন)
[ক] কর্ণাটকে
[খ] কোলকাতায়
✅ বাংলা প্রেসিডেন্সিতে
[ঘ] বিহারে

৯৯. লর্ড কার্জন বাংলা প্রদেশকে দুভাগ করার পরিকল্পনা করেন কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৮০০
[খ] ১৯০১
[গ] ১৯০২
✅ ১৯০৩

১০০. ব্রিটিশ শাসনের গোড়া থেকেই পূর্ববঙ্গ ছিল অবহেলিত, এর কারণ কী? (অনুধাবন)
✅ প্রশাসন ছিল কলকাতাকেন্দ্রিক
[খ] পূর্ববাংলায় প্রতিবছর বন্যা হতো
[গ] পূর্ববাংলার ভূমি ছিল অনুর্বর
[ঘ] পূর্ববাংলার মানুষ ছিল অশিক্ষিত

১০১. ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল? (জ্ঞান)
[ক] ঢাকা
[খ] করাচি
[গ] লাহোর
✅ কলকাতা

১০২. ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ করার পেছনে কৌশলগত কারণ কী? (অনুধাবন)
✅ কলকাতাকেন্দ্রিক আন্দোলন বন্ধ করা
[খ] স্বতন্ত্র দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা
[গ] মুসলমানদের দমন করা
[ঘ] কংগ্রেসকে দমন করা

১০৩. ‘বিভেদ ও শাসন’ নীতি প্রয়োগ করে বাংলাদেশকে বিভক্ত করতে চাইলেন কে? (জ্ঞান)
[ক] লর্ড ক্লাইভ
[খ] লর্ড কর্নওয়ালিস
✅ লর্ড কার্জন
[ঘ] লর্ড ডালহৌসি

১০৪. বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ কী ছিল? (উচ্চতর দক্ষতা)
✅ ভারতীয় জাতীয় ঐক্যকে দুর্বল করা
[খ] ভারতীয় রাজনীতির অবসান ঘটানো
[গ] ভারতীয় উপমহাদেশের অস্তিত্ব রক্ষা
[ঘ] ভারতীয় স্বার্থসিদ্ধির পাঁয়তারা

১০৫. বঙ্গভঙ্গ ঘোষণার ফলে বাংলার মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? (অনুধাবন)
✅ মিশ্র
[খ] বিরোধপূর্ণ
[গ] স্বাভাবিক
[ঘ] অস্থীতিশীল

১০৬. পূর্ব বাংলার মুসলমানরা কার নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়? (প্রয়োগ)
[ক] সৈয়দ আমির আলী
✅ নবাব সলিমুল্লাহ
[গ] নবাব হাবিবুল্লাহ বাহার
[ঘ] নবাব ফয়জুন্নেসা

১০৭. বঙ্গভঙ্গকে সমর্থন জানান কে? (জ্ঞান)
[ক] চিত্তরঞ্জন দাস
[খ] এ কে ফজলুল হক
✅ নবাব সলিমুল্লাহ
[ঘ] মৌলভী আব্দুল রসুল

১০৮. মুসলিম পত্র-পত্রিকাগুলো সন্তোষ প্রকাশ করে কেন? (অনুধাবন)
[ক] ইসলামের বিজয়ে
[খ] মুসলিমদের স্বার্থ হাসিলে
✅ বঙ্গ বিভাগে
[ঘ] হিন্দুদের পরাজয় দেখে

১০৯. নতুন প্রদেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ ছিল কারা? (অনুধাবন)
[ক] হিন্দু
[খ] বৌদ্ধ
[গ] খ্রিষ্টান
✅ মুসলমান

১১০. কোনটির মাধ্যমে বাংলার হিন্দু ও মুসলমান দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে? (জ্ঞান)
[ক] স্বদেশী আন্দোলনের মাধ্যমে
✅ বঙ্গভঙ্গের মাধ্যমে
[গ] বয়কট আন্দোলনের মাধ্যমে
[ঘ] বৈপ্লবিক আন্দোলনের মাধ্যমে

১১১. বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ করা যায় কাদের মধ্যে? (অনুধাবন)
✅ হিন্দু
[খ] বৌদ্ধ
[গ] খ্রিষ্টান
[ঘ] মুসলমান

১১২. কোন রাজনৈতিক দল বঙ্গভঙ্গের বিরুদ্ধে বৈপ্লবিক আন্দোলন শুরু করে? (জ্ঞান)
✅ কংগ্রেস
[খ] মুসলিম লীগ
[গ] জনগণ
[ঘ] ইংরেজগণ

১১৩. কংগ্রেস কেন বঙ্গভঙ্গের বিরোধিতা করে? (অনুধাবন)
✅ বাংলাকে বিভক্ত করে দুর্বল করার অভিযোগে
[খ] নবাব সলিমুল্লাহ বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন বলে
[গ] বঙ্গভঙ্গ হিন্দুদের স্বার্থে করা হয়েছিল বলে
[ঘ] কংগ্রেসের অবস্থা খারাপ হবে বলে

১১৪. সুখেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্গভঙ্গকে কী বলে আখ্যায়িত করেন? (উচ্চতর দক্ষতা)
✅ জাতীয় দুর্যোগ
[খ] কালের বিবর্তন
[গ] বিমাতাসুলভ আচরণ
[ঘ] জাতীয় ঐক্যের প্রাচীর

১১৫. ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হওয়ার কারণ কী? (অনুধাবন)
✅ স্বদেশি আন্দোলনের তীব্রতা
[খ] বৈপ্লবিক আন্দোলনের তীব্রতা
[গ] সিপাহি আন্দোলনের তীব্রতা
[ঘ] অভ্যন্তরীণ আন্দোলনের তীব্রতা

১১৬. বঙ্গভঙ্গ রদ করা হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
✅ ১৯১১
[খ] ১৯৪৭
[গ] ১৯৭১
[ঘ] ১৯৭৫

১১৭. রাজা পঞ্চম জর্জের অভিষেক দরবার কত খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ ১৯১১
[খ] ১৯০৯
[গ] ১৯১০
[ঘ] ১৯২১

১১৮. ১৯১১ খ্রিষ্টাব্দে দরবার অনুষ্ঠিত হয় কোথায়? (জ্ঞান)
[ক] করাচিতে
[খ] ঢাকায়
✅ দিল্লিতে
[ঘ] বিহারে

১১৯. ১৯১১ খ্রিষ্টাব্দে সম্রাট পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে কী সম্পর্কে ঘোষণা দেয়া হয়? (জ্ঞান)
[ক] বঙ্গভঙ্গ আইন
[খ] মর্লি-মিন্টো সংস্কার আইন
✅ বঙ্গভঙ্গ রদ আইন
[ঘ] সূর্যাস্ত আইন

১২০. বাংলার মুসলমানদের মধ্যে হতাশার সৃষ্টি করেছিল কোন ঘটনা? (জ্ঞান)
[ক] হিন্দু-মুসলিম দ্বন্দ্ব
[খ] স্বদেশী আন্দোলন
[গ] সিপাহি বিপ্লব
✅ বঙ্গভঙ্গ রদ

১২১. মুসলিম নেতৃবৃন্দ একে ব্রিটিশ সরকারের বিশ্বাসঘাতকতার জঘন্য উদাহরণ বলে মন্তব্য করেন। এখানে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? (প্রয়োগ)
[ক] পলাশীর যুদ্ধ
✅ বঙ্গভঙ্গ রদ
[গ] বাঁশের কেল্লা ধ্বংসকরণ
[ঘ] এপ্রিল ফুল ঘটনা

১২২. মুসলিম লীগ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯০৫
✅ ১৯০৬
[গ] ১৯১১
[ঘ] ১৯১২

১২৩. কোন দলের প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক সচেতনতা প্রকাশ পায়? (জ্ঞান)
[ক] কংগ্রেস
[খ] কৃষক-প্রজা
✅ মুসলিম লীগ
[ঘ] আওয়ামী লীগ

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২৪. বাংলার রাজনৈতিক ইতিহাসে সুদূরপ্রসারী ছিল- (অনুধাবন)
i. ইংরেজি শিক্ষার প্রভাব
ii. সতীদাহ প্রথা বিলোপ
iii. বঙ্গভঙ্গের প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৫. লর্ড কার্জনের সময় কলকাতা হয়ে উঠেছিল- (উচ্চতর দক্ষতা)
i. আর্থ-সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
ii. বাংলার রাজধানী
iii. পূর্ব বাংলার অর্থনৈতিক দুরবস্থার মূল কারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৬. বঙ্গভঙ্গের কারণ হচ্ছে- (অনুধাবন)
i. প্রশাসনিক
ii. রাজনৈতিক
iii. সামাজিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৭. ১৯০৫ খ্রিষ্টাব্দের বঙ্গভঙ্গের পশ্চাতে কারণ হিসেবে চিহ্নিত করা হয়- (অনুধাবন)
i. আয়তনের বিশালতার কারণে প্রশাসনিক জটিলতা
ii. লর্ড কার্জনের রাজনৈতিক উদ্দেশ্য
iii. কংগ্রেসের কূটকৌশল

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৮ ও ১২৯ নং প্রশ্নের উত্তর দাও :
আরিফদের গ্রামটি বিশাল। সেখানে হিন্দু ও মুসলমানেরা পাশাপাশি দুইটি অংশে বসবাস করত। কিন্তু নব নির্বাচিত সংসদ সদস্য প্রভাব বিস্তারর জন্য তাদের গ্রামকে দুইটি গ্রামে বিভক্ত করার পরিকল্পনা গ্রহণ করে।

১২৮. আরিফদের গ্রামের ঘটনা ব্রিটিশ ভারতের কোন ঘটনা নির্দেশ করে? (প্রয়োগ)
✅ বঙ্গভঙ্গ
[খ] স্বদেশী আন্দোলন
[গ] অসহযোগ আন্দোলন
[ঘ] খিলাফত আন্দোলন

১২৯. উক্ত ঘটনার প্রভাবে- (উচ্চতর দক্ষতা)
i. পরবর্তীতে উমহাদেশ ভাগ হয়ে যায়
ii. হিন্দুরা শংকিত হয়ে পড়ে
iii. হিন্দু-মুসলিম স্থায়ী শত্রুতার অবসান ঘটে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 স্বদেশী আন্দোলন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২৮
⚛ স্বদেশী আন্দোলনে নেতৃত্ব দেন- কংগ্রেসের উগ্রপন্থীরা।
⚛ স্বদেশী আন্দোলনের কর্মসূচি ছিল- ২টি।
⚛ বাংলার নারী সমাজ রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন- স্বদেশী আন্দোলনের মাধ্যমে।
⚛ স্বদেশী আন্দোলন জাতীয়রূপ লাভে ব্যর্থ হয়- মুসলমানদের দূরে থাকার কারণে।
⚛ বিখ্যাত টাটা কোম্পানি টাটা কারখানা স্থাপন করে- ১৯১০ খ্রিষ্টাব্দে।
⚛ আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেন- রবীন্দ্রনাথ ঠাকুর।
⚛ স্বদেশী আন্দোলন ব্যর্থতার কারণ হলো- বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট সাম্প্রদায়িকতা।
⚛ স্বদেশী আন্দোলনের তাৎপর্য হলো- স্বাধীনতা আন্দোলনের সূচনা।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩০. বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদের প্রেক্ষাপটে কোন আন্দোলন গড়ে উঠেছিল? (জ্ঞান)
✅ স্বদেশী আন্দোলন
[খ] স্বাধীনতা আন্দোলন
[গ] ভারত ছাড় আন্দোলন
[ঘ] ফরায়েজি আন্দোলন

১৩১. বয়কট কী? (জ্ঞান)
[ক] স্বদেশী দ্রব্য বর্জন
✅ বিলেতি দ্রব্য বর্জন
[গ] বিদেশি দ্রব্য গ্রহণ
[ঘ] বিলেতি দ্রব্য গ্রহণ

১৩২. শুরুতে ‘বয়কট’ আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? (অনুধাবন)
✅ বিলেতি পণ্য সম্ভার বর্জন
[খ] বিলেতি পণ্য গ্রহণ
[গ] দেশি পণ্য বর্জন
[ঘ] বিদেশি পণ্য বর্জন

১৩৩. ব্রিটিশ শাসনামলে সংঘটিত জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাবে আধুনিক কোন বিষয়টি বিকশিত হয়? (জ্ঞান)
[ক] জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
[খ] ছাত্ররা স্কুলগামী হয়
✅ জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
[ঘ] মুসলমানদের শিক্ষা ব্যবস্থা

১৩৪. কোন আন্দোলন বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে? (জ্ঞান)
[ক] স্ববাজ
[খ] খিলাফত
✅ স্বদেশী
[ঘ] বেঙ্গল প্যাক্ট

১৩৫. বয়কট আন্দোলনের প্রভাব কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] বিদেশি পণ্য গ্রহণ
✅ স্বদেশী পণ্যের চাহিদা বৃদ্ধি
[গ] বঙ্গভঙ্গ
[ঘ] শিক্ষার প্রসার

১৩৬. স্বদেশী আন্দোলনকে জোরালো করতে কলকাতায় প্রতিষ্ঠিত সমিতিটির নাম কী ছিল? (জ্ঞান)
[ক] অনুশীলন
✅ যুগান্তর
[গ] ব্রতী
[ঘ] সাধনা

১৩৭. স্বদেশ বান্ধব কোন স্থানের সংগঠন? (জ্ঞান)
[ক] ঢাকার
[খ] ফরিদপুরের
✅ বরিশালের
[ঘ] ময়মনসিংহের

১৩৮. সাধনা সংগঠন কোন এলাকায় প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ ময়মনসিংহ
[খ] বরিশাল
[গ] চট্টগ্রাম
[ঘ] ঢাকা

১৩৯. মুকুন্দ দাস কোন ধরনের কবি? (জ্ঞান)
✅ চারণ কবি
[খ] গীতিকার
[গ] রম্য কবি
[ঘ] কথাশিল্পী

১৪০. কে স্বদেশী আন্দোলনের উদ্দীপক গান গেয়ে জনগণের মনে আবেগ সৃষ্টি করেন? (জ্ঞান)
[ক] ডি. এ কে রায়
[খ] রজনীকান্ত সেন
[গ] রবীন্দ্রনাথ ঠাকুর
✅ মুকুন্দ দাস

১৪১. বাংলার নারীসমাজ কখন সর্বপ্রথম রাজনীতিতে যোগ দেয়? (জ্ঞান)
✅ স্বদেশি আন্দোলনের সময়
[খ] স্বাধীনতা আন্দোলনের সময়
[গ] ভাষা আন্দোলনের সময়
[ঘ] বৈপ্লবিক আন্দোলনের সময়

১৪২. মুসলমান সমাজ কেন স্বদেশী আন্দোলন থেকে দূরে থাকে? (অনুধাবন)
✅ এতে হিন্দুধর্মের আচার অনুষ্ঠানের প্রভাব থাকায়
[খ] এ আন্দোলনের নেতারা হিন্দু হওয়ায়
[গ] এ আন্দোলনের দ্বারা হিন্দুরা বেশি লাভবান হবে বলে
[ঘ] এ আন্দোলন মুসলমানদের উপকারে আসবে না বলে

১৪৩. কেন বাংলার জমিদারশ্রেণি স্বদেশী আন্দোলনের পক্ষে ছিল? (অনুধাবন)
[ক] জমিদারের জমিদারির স্থায়িত্ব বাড়ানোর জন্য
✅ জমিদারের শোষণনীতি বজায় রাখার জন্য
[গ] জমিদারের সম্পদ বৃদ্ধির জন্য
[ঘ] জমিদারের লাঠিয়াল বাহিনীর শক্তি বাড়ানোর জন্য

১৪৪. স্বদেশী আন্দোলন জাতীয় রূপ লাভে ব্যর্থ হয় কেন? (অনুধাবন)
[ক] গৃহকোন্দলের কারণে
[খ] সশস্ত্র আন্দোলনে রূপ নেয় বলে
[গ] জনস্বার্থ বিরোধী বলে
✅ মুসলমান সমাজ দূরে থাকার কারণে

১৪৫. স্বদেশী আন্দোলন থেকে জনগণ দূরে সরে যায় কেন? (অনুধাবন)
✅ সশস্ত্র সংগ্রামের পথে অগ্রসর হয় বলে
[খ] সফলতার দ্বারে পৌঁছাতে ব্যর্থ হয় বলে
[গ] মুসলিম সমাজ দূরে থাকে বলে
[ঘ] পুলিশের অত্যাচারের কারণে

১৪৬. টাটা কোম্পানি কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯০৮
✅ ১৯১০
[গ] ১৯১২
[ঘ] ১৯১৪

১৪৭. আমাদের জাতীয় সংগীতের লেখক কে? (জ্ঞান)
✅ রবীন্দ্রনাথ ঠাকুর
[খ] কাজী নজরুল ইসলাম
[গ] দ্বিজেন্দ্রলাল রায়
[ঘ] রজনীকান্ত সেন

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৮. তারেক ব্রিটিশ পণ্য বর্জনকারী একটি আন্দোলনের কথা বলেন। উক্ত আন্দোলনের সাথে সাদৃশ্যতা রয়েছে- (প্রয়োগ)
i. বয়কট আন্দোলনের
ii. স্বদেশী আন্দোলনের
iii. ফরায়েজি আন্দোলনের

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৯. বয়কট আন্দোলনের বৈশিষ্ট্য ছিল- (উচ্চতর দক্ষতা)
i. বিলেতি পণ্য সম্ভার বর্জন
ii. বিলেতি শিক্ষা বর্জন
iii. বিলেতি প্রশাসন বর্জন

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫০. জাতীয় শিক্ষা আন্দোলনের বৈশিষ্ট্য হচ্ছে- (অনুধাবন)
i. জাতীয় স্বার্থে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা
ii. কারিগরি শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক করা
iii. ইংরেজি মাধ্যমে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫১. স্বদেশী আন্দোলনে ভূমিকা রাখেন যারা- (অনুধাবন)
i. রবীন্দ্রনাথ ঠাকুর
ii. দ্বিজেন্দ্রলাল রায়
iii. রজনীকান্ত সেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫২. স্বদেশী আন্দোলনের পক্ষে যেসব পত্রিকা অবদান রাখেন- (অনুধাবন)
i. বেঙ্গলী
ii. সঞ্জীবনী
iii. যুগান্তর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫৩. মাহমুদ সাহেব বলেন যে, একটি আন্দোলনের কারণেই বিখ্যাত টাটা কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এখানে বলা হয়েছে- (প্রয়োগ)
i. স্বদেশী আন্দোলনের কথা
ii. ব্রিটিশবিরোধী আন্দোলনের কথা
iii. ব্রা‏হ্মসমাজ আন্দোলনের কথা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৪. স্বদেশী আন্দোলনের ফলে উপমহাদেশে- (উচ্চতর দক্ষতা)
i. ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়
ii. স্বাধীনতা বিরোধী আন্দোলনের সূচনা হয়
iii. আন্দোলনে ছাত্র সমাজ যুক্ত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৫ ও ১৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
সুমি সবক্ষেত্রেই দেশীয় পণ্যের প্রাধান্য দেয়। সে নিজে সর্বদা দেশীয় পণ্য ব্যবহার করে। একদিন সে বাজার থেকে মোটা তাঁতের শাড়ি কিনে আনল। এ অবস্থা দেখে তার অশীতিপর বৃদ্ধা দাদীর ব্রিটিশ ভারতের এক আন্দোলনের কথা মনে পড়ে যায়।

১৫৫. সুমির দাদীর কোন আন্দোলনের কথা মনে পড়ে? (প্রয়োগ)
[ক] স্বরাজ
[খ] বঙ্গভঙ্গ
✅ স্বদেশী
[ঘ] খিলাফত

১৫৬. উক্ত আন্দোলনের নেতিবাচক প্রভাব- (উচ্চতর দক্ষতা)
i. ১৯৪৭ খিষ্টাব্দের দেশ বিভাগ
ii. হিন্দু-মুসলিম দাঙ্গা
iii. ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূত্রপাত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৭ ও ১৫৮ নং প্রশ্নের উত্তর দাও :
আবু মিয়া বিদেশি পণ্য বর্জন করে চলেন। তিনি তার পরিবারের সদস্যদের জন্যও দেশি ভালো মানের পণ্য ক্রয় করেন। আবু মিয়া মনে করেন এটি তার দেশের প্রতি কর্তব্যের মধ্যে পড়ে।

১৫৭. আবু মিয়া বিশ শতকের প্রথম ভাগের কোন আন্দোলনে অনুপ্রাণিত? (প্রয়োগ)
[ক] বঙ্গভঙ্গ
[খ] বঙ্গভঙ্গ রদ
[গ] অসহযোগ আন্দোলন
✅ স্বদেশী আন্দোলন

১৫৮. উক্ত আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়- (উচ্চতর দক্ষতা)
i. সরকারের দমননীতির কারণে
ii. পুলিশি অত্যাচারের কারণে
iii. মুসলমানরা অংশগ্রহণ না করায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 খিলাফত ও অসহযোগ আন্দোলন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৩০
⚛ হিন্দু-মুসলিম মিলিত সংগ্রামের নাম- খিলাফত ও অসহযোগ আন্দোলন।
⚛ খিলাফতের ইশতিহার প্রকাশ করা হয়- ১৯২০ খ্রিষ্টাব্দে।
⚛ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড স্মরণে সভা হয়- ১৩ এপ্রিল ১৯২০ খ্রিষ্টাব্দে।
⚛ অমৃতসরের হত্যাকাণ্ডকেই বলা হয়- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।
⚛ ১৯১৯ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ তার নাইট উপাধি বর্জন করেন- জালিয়ানওয়ঢালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে।
⚛ অসহযোগ আন্দোলনের ডাক দেন- মহাত্মা গান্ধী।
⚛ ১৯১৯ খ্রিষ্টাব্দের ৬ এপ্রিল মহাত্মা গান্ধী হরতাল পালন করেন- রাওলাট আইন পালন করার কারণে।
⚛ কোনো পরোয়ানা ছাড়া গ্রেফতার এবং সাক্ষ্য প্রমাণ ছাড়াই আদালতে দণ্ড দেয়ার ক্ষমতা পুলিশকে দেয়া হয়- রাওলাট আইনের মাধ্যমে।
⚛ হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেয়- ১৯২৩ খ্রিষ্টাব্দ।
⚛ অসহযোগ আন্দোলনের মাধ্যমে ভারতীয় মুসলমানেরা প্রথমবারের মতো- ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেয়।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫৯. প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক কোন পক্ষে যোগ দেয়? (জ্ঞান)
[ক] ইংল্যান্ডের পক্ষে
✅ জার্মানির পক্ষে
[গ] রাশিয়ার পক্ষে
[ঘ] জাপানের পক্ষে

১৬০. প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় মুসলমানরা কোন সরকারকে সমর্থন দিয়েছে? (জ্ঞান)
✅ ব্রিটিশ
[খ] জার্মানি
[গ] জাপান
[ঘ] ইতালি

১৬১. সেভার্সের চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯১৯
✅ ১৯২০
[গ] ১৯২১
[ঘ] ১৯২২

১৬২. কেন ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন গড়ে তোলে? (জ্ঞান)
✅ তুরস্ক সাম্রাজ্যকে রক্ষা করার জন্য
[খ] ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করার জন্য
[গ] জার্মান সাম্রাজ্যকে রক্ষা করার জন্য
[ঘ] ভারত সাম্রাজ্যকে রক্ষা করার জন্য

১৬৩. মাওলানা মোহাম্মদ আলী কিসের নেতা ছিলেন? (জ্ঞান)
[ক] কংগ্রেসের
[খ] প্রজা পার্টির
✅ খিলাফত কমিটির
[ঘ] অসহযোগ আন্দোলনের

১৬৪. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড স্মরণে সভা হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯১০
✅ ১৯২০
[গ] ১৯৩০
[ঘ] ১৯৪০

১৬৫. ভারতবাসী কেন অসহযোগ আন্দোলনে যোগদান করেন? (অনুধাবন)
✅ ব্রিটিশদের অত্যাচার থেকে রক্ষা পেতে
[খ] ব্রিটিশ পণ্যের ব্যবহার করতে
[গ] ইংরেজি ভাষার ব্যবহার বন্ধ করতে
[ঘ] ব্রিটিশদের সেনাবাহিনী ধ্বংস করতে

১৬৬. ১৯১৯ খ্রিষ্টাব্দে কোন আইন পাস হয়? (জ্ঞান)
[ক] সতীদাহ প্রথা বিলোপ আইন
[খ] বঙ্গভঙ্গ রদ আইন
✅ রাওলাট আইন
[ঘ] বাল্যবিবাহ আইন

১৬৭. কোনো ব্যক্তিকে বিনা বিচারে গ্রেফতার ও সাক্ষ্য প্রমাণ ছাড়াই আদালতে দণ্ড দেওয়ার ক্ষমতা পুলিশকে প্রদান করে কোন আইন? (জ্ঞান)
[ক] মন্টেগু-চেমসফোর্ড আইন
✅ রাওলাট আইন
[গ] ১৯৩৫ সালের ভারত শাসন আইন
[ঘ] বাংলা আইন

১৬৮. অসহযোগ আন্দোলন চালু হয় কোন আইনের প্রতিবাদস্বরূপ? (জ্ঞান)
✅ রাওলাট আইন
[খ] মন্টেগু-চেমসফোর্ড আইন
[গ] মর্লি-মিন্টো আইন
[ঘ] ভারত শাসন আইন

১৬৯. অহিংস নীতিতে বিশ্বাসী মহাত্মা গান্ধী কত খ্রিষ্টাব্দে ভারতীয় রাজনীতিতে যোগদান করেন? (জ্ঞান)
✅ ১৯১৭
[খ] ১৯১৮
[গ] ১৯১৬
[ঘ] ১৯১৫

১৭০. কোন হত্যাকাণ্ডকে ‘জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড’ নামে অভিহিত করা হয়? (জ্ঞান)
[ক] মিরাটের
[খ] জৌনপুরের
✅ অমৃতসরের
[ঘ] কাংড়ার

১৭১. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নির্দেশদাতা কে ছিলেন? (জ্ঞান)
[ক] মহাত্মা গান্ধী
[খ] এ্যানি বেসান্ত
[গ] চিত্তরঞ্জন দাশ
✅ জেনারেল ডায়ার

১৭২. ‘জালিয়ানওয়ালাবাগ’ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে ব্রিটিশ সরকার প্রদত্ত ‘নাইট’ উপাধি পরিত্যাগ করেন? (জ্ঞান)
[ক] কাজী নজরুল ইসলাম
✅ রবীন্দ্রনাথ ঠাকুর
[গ] মহাত্মা গান্ধী
[ঘ] এ. কে. ফজলুল হক

১৭৩. রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া ‘নাইট’ উপাধি বর্জন করেন কেন? (জ্ঞান)
[ক] ব্রিটিশ সরকার তাকে অসম্মানিত করায়
[খ] ব্রিটিশ সরকার উপঢৌকন না দেওয়ায়
✅ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনায়
[ঘ] ইংরেজি ভাষা তিনি পছন্দ করতেন না বলে

১৭৪. খিলাফত ও অসহযোগ আন্দোলনের মধ্যে মিল কোনটি? (অনুধাবন)
[ক] এটি সাম্যের আন্দোলন
✅ এটি সর্বভারতীয় আন্দোলন
[গ] কংগ্রেস সমর্থিত আন্দোলন
[ঘ] মুসলিম লীগ সমর্থিত আন্দোলন

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭৫. খিলাফত আন্দোলন সংঘটিত হওয়ার কারণ ছিল- (অনুধাবন)
i. তুরস্ক সাম্রজ্যেকে রক্ষা
ii. অটোমান সাম্রাজ্যকে রক্ষা
iii. রোমান সাম্রাজ্যকে রক্ষা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৬. প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্ক সাম্রাজ্যকে ভাগ করা হয়- (অনুধাবন)
i. সেভার্সের চুক্তি দ্বারা
ii. ভার্সাই চুক্তি দ্বারা
iii. বার্লিন চুক্তি দ্বারা

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

১৭৭. ১৯২০ খ্রিষ্টাব্দে মুক্তিলাভের পর মাওলানা শওকত আলী ও মাওলানা আবুল কালাম আজাদকে সংবর্ধনা জানানো হয়- (অনুধাবন)
i. বন্দেমাতরম ধ্বনি দিয়ে
ii. আল্লাহু আকবার ধ্বনি দিয়ে
iii. নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] ii ও iii

১৭৮. ১৯২০ খ্রিষ্টাব্দে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন, কেননা- (অনুধাবন)
i. ১৯১৯ সালের ভারত শাসন আইন ভারতীয়দের সন্তুষ্ট করতে পারেনি
ii. ব্রিটিশ শাসক কর্তৃক রাওলাট আইন প্রবর্তন
iii. দ্রব্যমূল্য বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

১৭৯. খিলাফত ও অসহযোগ আন্দোলনের অন্যতম গুরুত্ব হচ্ছে- (অনুধাবন)
i. ব্রিটিশবিরোধী মনোভাব
ii. হিন্দু-মুসলিম ঐক্য
iii. রাজনৈতিক চেতনা বৃদ্ধিকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৩২
⚛ ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য বোমাহামলা চালায়- ক্ষুধিরাম।
⚛ বাংলায় সশস্ত্র আন্দোলনের সূচনা করেন- ক্ষুধিরাম।
⚛ ঢাকার অনুশীলন কমিটির প্রধান সংগঠক ছিলেন- পুলিন বিহারী দাস।
⚛ বিপ্লবী রাসবিহারী বোমা হামলা চালান- লর্ড হার্ডিংকে হত্যা জন্য।
⚛ মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করে- ১৯৩০ খ্রিষ্টাব্দে।
⚛ ‘চিটাগাং রিপাবলিক আর্মি’ গঠন করেন- মাস্টারদা সূর্যসেন।
⚛ পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব’ আক্রমণের নেতৃত্ব দেন- প্রীতিলতা ওয়াদ্দেদার।
⚛ ‘স্বাধীন চট্টগ্রাম সরকার’ গঠন করেন- মাস্টারদা সূর্যসেন।
⚛ চট্টগ্রামে সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করেন- সূর্যসেন।
⚛ ইংরেজ সরকার ও বিপ্লবীদের মধ্যে চূড়ান্ত যুদ্ধ সংগঠিত হয়- জালালাবাদ পাহাড়ে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮০. সশস্ত্র বিপ্লবী আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? (উচ্চতর দক্ষতা)
[ক] ইংরেজদের হত্যা
✅ স্বাধীনতা অর্জন
[গ] বিপ্লবী হওয়া
[ঘ] ক্ষমতা গ্রহণ

১৮১. বাংলায় কত খ্রিষ্টাব্দে থেকে কত খ্রিষ্টাব্দ পর্যন্ত সশস্ত্র বিপ্লবী আন্দোলন চলে? (জ্ঞান)
✅ ১৯১১-১৯৩০
[খ] ১৯৩০-১৯৪৫
[গ] ১৯৪০-১৯৫২
[ঘ] ১৯৫০-১৯৮০

১৮২. কিংসফোর্ড কে ছিলেন? (জ্ঞান)
[ক] ভাইসরয়
[খ] গভর্নর
✅ ম্যাজিস্ট্রেট
[ঘ] সচিব

১৮৩. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল কোনটির? (জ্ঞান)
✅ অনুশীলন সমিতির
[খ] যুগান্তর পার্টির
[গ] মুসলিম লীগের
[ঘ] কংগ্রেসের

১৮৪. ঢাকায় গড়ে ওঠা গুপ্ত সমিতি ‘অনুশীলন’-এর নেতা কে ছিলেন? (জ্ঞান)
[ক] ক্ষুদিরাম রায়
✅ পুলিন বিহারী দাশ
[গ] বারীন্দ্র কুমার ঘোষ
[ঘ] মাস্টার দা সূর্যসেন

১৮৫. ১৯০৮ খ্রিষ্টাব্দে পূর্ববঙ্গ ও আসামের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কে? (জ্ঞান)
✅ ব্যামফিল্ড ফুলার
[খ] এন্ড্রু ফ্রেজার
[গ] কিংসফোর্ড
[ঘ] লর্ড মিন্টো

১৮৬. কেন বিপ্লবী নেতা ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়? (অনুধাবন)
[ক] সরকারের কোষাগার লুণ্ঠন করায়
✅ কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করায়
[গ] ইংরেজি ভাষার বিরুদ্ধে কথা বলায়
[ঘ] জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করায়

১৮৭. কারা কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে? (জ্ঞান)
[ক] ক্ষুদিরাম ও বলরাম দাস
[খ] প্রফুল­ চাকি ও সূর্যসেন
✅ ক্ষুদিরাম ও প্রফুল­ চাকি
[ঘ] সূর্যসেন ও বলরাম দাস

১৮৮. ব্রিটিশদের দৃষ্টিতে সশস্ত্র বিপ্লবী আন্দোলন কী ধরনের আন্দোলন ছিল? (জ্ঞান)
[ক] স্বাধীনতা আন্দোলন
[খ] সাম্যবাদী আন্দোলন
✅ সন্ত্রাসী আন্দোলন
[ঘ] খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন

১৮৯. কত খ্রিষ্টাব্দে অসহযোগ আন্দোলন বন্ধ হয়? (জ্ঞান)
[ক] ১৯১০
[খ] ১৯১২
✅ ১৯২২
[ঘ] ১৯৩২

১৯০. ‘লাল বাংলা’ শীর্ষক প্রচারপত্র প্রকাশ করে কারা? (জ্ঞান)
[ক] ইংরেজরা
[খ] স্বদেশীরা
✅ বিপ্লবীরা
[ঘ] সরকারি কর্মচারী

১৯১. কেন বিপ্লবীরা ‘লালবাংলা’ প্রচারপত্র প্রকাশ করেন? (অনুধাবন)
✅ পুলিশ সদস্যদের হত্যার আহবানে
[খ] জমিদারদের হত্যার আহবানে
[গ] লর্ড হার্ডিংকে হত্যার আহবানে
[ঘ] সেনাবাহিনীদের হত্যার আহবানে

১৯২. ইংরেজ সরকার কত খ্রিষ্টাব্দে বেঙ্গল অর্ডিন্যান্স জারি করেন? (জ্ঞান)
✅ ১৯২৪
[খ] ১৯২৫
[গ] ১৯২৬
[ঘ] ১৯২৭

১৯৩. আতিকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে গিয়ে মনে পড়ে একটি বিশেষ আন্দোলনের কথা। আতিকের কোন আন্দোলনের কথা মনে পড়ে? (প্রয়োগ)
✅ সশস্ত্র বিপ্লবী আন্দোলন
[খ] নিরস্ত্র বিপ্লবী আন্দোলন
[গ] আলীগড় আন্দোলন
[ঘ] নারকেলবাড়িয়ার আন্দোলন

১৯৪. মাস্টার দা সূর্যসেনের অন্যতম কৃতিত্ব কোনটি? (জ্ঞান)
✅ সাংগঠনিক দক্ষতা
[খ] সাম্রাজ্যবিজয়
[গ] উদারনৈতিক মনোভাব
[ঘ] ডাক বিভাগের উন্নয়ন

১৯৫. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন কে? (জ্ঞান)
[ক] ক্ষুদিরাম
[খ] প্রীতিলতা ওয়াদ্দেদার
[গ] ভূপেন চন্দ্র রায়
✅ মাস্টারদা সূর্যসেন

১৯৬. কোন বিপ্লবী নেতা চট্টগ্রামে স্বাধীন সরকার গঠন করেন? (জ্ঞান)
[ক] প্রীতিলতা ওয়াদ্দেদার
✅ মাস্টারদা সূর্যসেন
[গ] ক্ষুদিরাম
[ঘ] নরেন গুপ্ত

১৯৭. মাস্টারদা সূর্যসেন গ্রেপ্তার হন কখন? (জ্ঞান)
[ক] ১৯৩২ খ্রিষ্টাব্দে
✅ ১৯৩৩ খ্রিষ্টাব্দে
[গ] ১৯৩৪ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৯৩৫ খ্রিষ্টাব্দে

১৯৮. প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন? (জ্ঞান)
✅ বিপ্লবী নারী
[খ] সমাজবাদী কর্মী
[গ] একজন সাংবাদিক
[ঘ] একজন গণিতবিদ

১৯৯. প্রীতিলতাকে কোন স্থান আক্রমণের দায়িত্ব দেওয়া হয়? (অনুধাবন)
✅ পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব
[খ] পাহাড়তলী সুপার স্টার ক্লাব
[গ] পাহাড়তলী সানমুন ক্লাব
[ঘ] পাহাড়তলী ফাইভ স্টার ক্লাব

২০০. রাইটার্স বিল্ডিং কোথায়? (জ্ঞান)
[ক] ইংল্যান্ডে
[খ] আমেরিকায়
[গ] ঢাকায়
✅ কলকাতায়

২০১. সশস্ত্র বিপ্লব থেমে যাওয়ার কারণ কী? (অনুধাবন)
[ক] হিন্দুরা এ আন্দোলন সমর্থন না করায়
[খ] অস্ত্রশস্ত্র যোগাড় কঠিন হয়ে পড়ায়
[গ] প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাবে
✅ সরকারি কঠোর দমননীতির কারণে

২০২. কমিউনিজমের আবির্ভাব বাংলায় কী প্রভাব ফেলেছিল? (উচ্চতর দক্ষতা)
[ক] স্বরাজ আন্দোলনের সৃষ্টি করেছিল
[খ] বেঙ্গল প্যাক্ট সম্পাদন সম্ভব হয়েছিল
[গ] গোপন সমিতির প্রচারণা বেড়েছিল
✅ বিপ্লবীরা কমিউনিজমে আকৃষ্ট হয়েছিল

২০৩. বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন এর দূরবর্তী ফল কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] বঙ্গভঙ্গের মাধ্যমে
[খ] বঙ্গভঙ্গ রদে
[গ] ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা
✅ স্বাধীন ভারতবর্ষ

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০৪. ইংরেজ সরকার গোপীনাথকে ফাঁসি দেয়- (অনুধাবন)
i. একজন ইংরেজকে হত্যা করায়
ii. কলকাতার পুলিশ কমিশনারকে হত্যা করায়
iii. একজন ব্রিটিশকে হত্যা করায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৫. রাসেল চট্টগ্রামকে মুক্ত করার জন্য কিছু বিপ্লবী নেতার কথা বলেন। তারা হলেন- (প্রয়োগ)
i. মাস্টার দা সূর্যসেন
ii. প্রীতিলতা ওয়াদ্দেদার
iii. যতীনাথ মুখোপাধ্যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৬. ১৯৩০-এর দশকের শেষ দিকে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পরিসমাপ্তি ঘটে- (অনুধাবন)
i. সূর্যসেনের ফাঁসি
ii. প্রচণ্ড সরকারি চাপ
iii. বিপ্লবীদের মন-মানসিকতার পরিবর্তন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৭. সশস্ত্র আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ হলো- (অনুধাবন)
i. গণবিচ্ছিন্নতা
ii. অর্থের যোগান
iii. জনগণের ধারণার অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০৮ ও ২০৯ নং প্রশ্নের উত্তর দাও :
মিস সুসান ব্রাউন তার দেশ থেকে বিদেশি শাসকদের উৎখাতের জন্য সশস্ত্র বিপ্লবী বাহিনীতে যোগদান করেন। তবে শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং মিস সুসান বিষপানে আত্মহত্যা করেন।

২০৮. মিস সুসান কোন বাঙালি নারী দ্বারা অনুপ্রাণিত হয়? (প্রয়োগ)
[ক] বেগম রোকেয়া
✅ প্রীতিলতা ওয়াদ্দেদার
[গ] কল্পনা দাও
[ঘ] বদরুন্নেসা

২০৯. উক্ত নারী ও তার বিপ্লবী বাহিনীর পরাজয়ের কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. গণবিচ্ছিন্নতা
ii. স্বার্থপরতা
iii. গোপনীয়তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 স্বরাজ ও বেঙ্গল প্যাক্ট 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৩৫
⚛ মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে- ১৯২২ খ্রিষ্টাব্দে।
⚛ ১৯২২ খ্রিষ্টাব্দে সি.আর. দাসের নেতৃত্বে গঠিত হয়- স্বরাজ পার্টি।
⚛ হিন্দু-মুসলিম সমস্যা গভীরভাবে উপলব্ধি করেন- চিত্তরঞ্জন দাস।
⚛ স্বরাজ পার্টি শক্তিশালী হয়- মুসলিম সম্প্রদায়ের সমর্থনে।
⚛ হিন্দু-মুসলিম সমস্যা দূর করতে যে চুক্তি সই হয় ইতিহাসে তা- বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত।
⚛ প্যাক্ট চুক্তি স্বাক্ষরের মূল শর্তই ছিল- মুসলমানদের সুবিধা দেয়া।
⚛ বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়- ১৬ ডিসেম্বর ১৯২৩ খ্রিষ্টাব্দে।
⚛ চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করেন- ১৬ জুন ১৯২৫ খ্রিষ্টাব্দে।
⚛ হিন্দু-মুসলিম দাঙ্গা আরম্ভ হয়- ১৯২৬ খ্রিষ্টাব্দে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১০. ১৯২২ খ্রিষ্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন কে? (জ্ঞান)
[ক] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[খ] এ. কে. ফজলুল হক
✅ মহাত্মা গান্ধী
[ঘ] মতিলাল নেহরু

২১১. স্বরাজ দলের নেতা ছিলেন কে? (জ্ঞান)
[ক] মহাত্মা গান্ধী
[খ] মাওলানা আবুল কালাম আজাদ
✅ চিত্তরঞ্জন দাস
[ঘ] এ. কে. ফজলুল হক

২১২. কংগ্রেসের অভ্যন্তরে যারা স্বরাজ পার্টির সমর্থক ছিলেন তাদেরকে বলা হতো- (জ্ঞান)
[ক] অপরিবর্তনপন্থী ✅ পরিবর্তনপন্থী
[গ] বামপন্থী
[ঘ] ডানপন্থী

২১৩. স্বরাজ দলের উল্লেখযোগ্য কর্মসূচি কয়টি? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

২১৪. চিত্তরঞ্জন দাস কেন বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদন করেন? (জ্ঞান)
[ক] হিন্দুদের প্রাধান্য সৃষ্টি করার জন্য
[খ] মুসলমানদের প্রাধান্য সৃষ্টির জন্য
✅ হিন্দু-মুসলিম সমস্যা দূরীকরণের জন্য
[ঘ] কংগ্রেসের প্রাধান্য সৃষ্টির জন্য

২১৫. চিত্তরঞ্জন দাসের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ বাস্তববাদী
[খ] পরনির্ভরতা
[গ] রাজভক্তি
[ঘ] কল্পনাশ্রয়ী

২১৬. বাংলা চুক্তি সম্পাদিত হয় কাদের মধ্যে? (জ্ঞান)
✅ হিন্দু ও মুসলমানদের মধ্যে
[খ] মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে
[গ] খ্রিষ্টান ও হিন্দুদের মধ্যে
[ঘ] বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে

২১৭. স্বরাজ আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] সাম্প্রদায়িক চেতনা
✅ অসাম্প্রদায়িক চেতনা
[গ] ব্রিটিশবিরোধী মনোভাব
[ঘ] স্বৈরতান্ত্রিক মনোভাব

২১৮. বেঙ্গল প্যাক্ট কত খ্রিষ্টাব্দে স্বাক্ষরিত হয়? (জ্ঞান)
✅ ১৯২৩
[খ] ১৯২৪
[গ] ১৯২৫
[ঘ] ১৯২৬

২১৯. বেঙ্গল প্যাক্টে মুসলমানদের বিভিন্ন সুবিধা প্রদান করার মূল শর্ত ছিল কতটি? (জ্ঞান)
✅ ৫
[খ] ৬
[গ] ৭
[ঘ] ৮

২২০. বেঙ্গল প্যাক্ট অনুসারে সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা কত ভাগ চাকরি সংরক্ষিত থাকবে? (জ্ঞান)
[ক] ২৫
[খ] ৩৫
[গ] ৪৫
✅ ৫৫

২২১. স্বরাজ পার্টির সভাপতি চিত্তরঞ্জন দাস কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
✅ ১৯২৫
[খ] ১৯২৬
[গ] ১৯২৭
[ঘ] ১৯২৮

২২২. কলকাতায় কত খ্রিষ্টাব্দে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়? (জ্ঞান)
[ক] ১৯২৫
✅ ১৯২৬
[গ] ১৯২৭
[ঘ] ১৯২৮

২২৩. বাংলা চুক্তির অবসানের পেছনে মূল কারণ কী? (অনুধাবন)
✅ হিন্দু ও মুসলমানদের সম্প্রীতি বিনষ্ট
[খ] চিত্তরঞ্জন দাসের বিরোধিতা
[গ] স্বরাজ দলের নেতিবাচক মনোভাব
[ঘ] ব্রিটিশদের দমননীতি

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২২৪. স্বরাজ পার্টি মুসলমানদের সমর্থন লাভ করে- (অনুধাবন)
i. চিত্তরঞ্জন দাসের উদারনৈতিক মনোভাবের ফলে
ii. চিত্তরঞ্জন দাসের অসাম্প্রদায়িক চেতনার ফলে
iii. চিত্তরঞ্জন দাসের স্বার্থলোলুপতার ফলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৫. বেঙ্গল প্যাক্ট এর অন্যতম তাৎপর্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. মুসলমানদের সমস্যার সমাধান
ii. হিন্দু-মুসলিম দাঙ্গার অবসান
iii. হিন্দুদের প্রাধান্য প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৬. স্বরাজ দল বাংলায় আইন পরিষদে মুসলমান সদস্যদের সমর্থন লাভের চেষ্টা করে-- (অনুধাবন)
i. হিন্দু-মুসলিম ঐক্য স্থাপনের জন্য
ii. দ্বৈতশাসন ব্যবস্থা সচল করার জন্য
iii. ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালানোর জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

২২৭. মাসুদ বলেন, একটি চুক্তির মাধ্যমে মসজিদের সামনে গান বাজনাসহ সকল ধরনের মিটিং, মিছিলকে নিষিদ্ধ করা হয়। চুক্তিটি হলো- (প্রয়োগ)
i. বেঙ্গল প্যাক্ট
ii. চিত্তরঞ্জন দাস কর্তৃক সম্পাদিত চুক্তি
iii. ১৯২৩ খ্রিষ্টাব্দের ১৬ ডিসেম্বরের চুক্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৮. বেঙ্গল প্যাক্টের অবসান ঘটে- (অনুধাবন)
i. রক্ষণশীল হিন্দুদের বিরোধিতায়
ii. গোঁড়া মুসলমানদের বিরোধিতায়
iii. গোঁড়া ক্যাথলিকদের বিরোধিতায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৯ ও ২৩০ নং প্রশ্নের উত্তর দাও :
উপমহাদেশের রাজনীতিতে হিন্দু-মুসলিম সমস্যা গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস। এই সমস্যা দূর করার জন্য এই দূরদর্শী বাস্তববাদী নেতা একটি চুক্তি সম্পাদন করেছিলেন। সেই সময়ে এই চুক্তিটি বাংলার ইতিহাসের প্রধান ঘটনা হিসেবে আলোচিত ছিল।

২২৯. অনুচ্ছেদে নির্দেশিত চুক্তি কোনটি? (প্রয়োগ)
✅ বেঙ্গল প্যাক্ট
[খ] শান্তিচুক্তি
[গ] সম্প্রীতি চুক্তি
[ঘ] ধর্মচুক্তি

২৩০. চিত্তরঞ্জন দাসের অনুচ্ছেদে উল্লিখিত প্রচেষ্টার ফলে- (উচ্চতর দক্ষতা)
i. হিন্দু-মুসলিম ঐক্যের পথ প্রশস্ত হয়
ii. ভারত বিভক্ত হয়ে পড়ে
iii. স্বরাজ দল মুসলমানদের আস্থাভাজন হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 লাহোর প্রস্তাবের পটভূমি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৩৭
⚛ মুহাম্মদ আলী জিন্নাহ সাম্প্রদায়িক ঐক্য স্থাপনে ব্যর্থ হয়ে উত্থাপন করেন- ১৪ দফা।
⚛ ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন- ব্রিটিশ প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনাল্ড।
⚛ দ্বিজাতী তত্তে¡র প্রবক্তা হলেন- মোহাম্মদ আলী জিন্নাহ।
⚛ মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র ঘোষণার কথা উল্লেখ করেন- কবি আল্লামা ইকবাল।
⚛ লাহোর প্রস্তাব পাস হয়- ২৩ মার্চ ১৯৪০ খ্রিষ্টাব্দে।
⚛ লাহোর প্রস্তাব পরিচিতি লাভ করে- পাকিস্তান প্রস্তাব হিসেবে।
⚛ লাহোর প্রস্তাবের তীব্র নিন্দা করেন- জহরলাল নেহেরু।
⚛ পূর্ববাংলার মুখ্যমন্ত্রী নিযুক্ত হন- শেরে বাংলা একে ফজলুল হক।
⚛ বাঙালীরা ‘স্বাধীন বাংলা রাষ্ট্র’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে- লাহোর প্রস্তাবের মাধ্যমে।
⚛ ১৯৪৬ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে উত্থাপি দিল্লী প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩১. মোহাম্মদ আলী জিন্নাহ কত খ্রিষ্টাব্দে তার ১৪ দফা উত্থাপন করেন? (জ্ঞান)
[ক] ১৯২৮
✅ ১৯২৯
[গ] ১৯৩০
[ঘ] ১৯৩১

২৩২. কত খ্রিষ্টাব্দে সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়? (জ্ঞান)
✅ ১৯৩০
[খ] ১৯৩৫
[গ] ১৯২৮
[ঘ] ১৯২৫

২৩৩. ১৯৩০-৩২ খ্রিষ্টাব্দে পরপর তিনটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়? (জ্ঞান)
[ক] কলকাতায়
[খ] ঢাকায়
✅ লন্ডনে
[ঘ] ফ্রান্সে

২৩৪. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন? (জ্ঞান)
✅ রামজে ম্যাকডোনাল্ড
[খ] লর্ড পামার স্টোন
[গ] গর্ডন ব্রাউন
[ঘ] উইন্সটন চার্চিল

২৩৫. সাম্প্রদায়িক রোয়েদাদ কোনটিকে প্রাধান্য দেয়? (অনুধাবন)
[ক] জাতিগত বৈষম্যের
✅ সম্প্রদায়গত সুবিধার
[গ] দলগত অবস্থানের
[ঘ] ব্যক্তিস্বার্থের

২৩৬. কোন ঘোষণার মাধ্যমে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়? (জ্ঞান)
[ক] বেঙ্গল প্যাক্ট
[খ] নেহেরু রিপোর্ট
[গ] সাইমন রিপোর্ট
✅ সাম্প্রদায়িক রোয়েদাদ

২৩৭. ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্য কী? (অনুধাবন)
✅ ভারত শাসনে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন
[খ] কেন্দ্রের শাসনকার্য সংরক্ষণ
[গ] কেন্দ্রের দ্বৈত শাসন প্রতিষ্ঠা
[ঘ] গভর্নর কর্তৃক মন্ত্রিপরিষদ গঠন

২৩৮. ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইনে প্রদেশগুলোতে কোন জাতীয় শাসনব্যবস্থা প্রবর্তন করা হয়? (জ্ঞান)
[ক] দ্বৈতশাসন
✅ স্বায়ত্তশাসন
[গ] একদলীয় শাসন
[ঘ] যুক্তরাষ্ট্রীয় শাসন

২৩৯. কত খ্রিষ্টাব্দের ভারত শাসন আইন ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত হয়? (জ্ঞান)
[ক] ১৯৩৪
✅ ১৯৩৫
[গ] ১৯৩৬
[ঘ] ১৯৩৭

২৪০. মুহাম্মদ আলী জিন্নাহ ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইনের কোন দিকটি সমর্থন করেন? (অনুধাবন)
✅ স্বায়ত্তশাসন প্রবর্তনের বৈশিষ্ট্য
[খ] যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা
[গ] গভর্নরের ভেটো দানের ক্ষমতা
[ঘ] প্রাদেশিক সরকার ব্যবস্থা

২৪১. ভারত শাসন আইনের ফলে ১৯৩৭ খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয় কোনটি? (জ্ঞান)
✅ প্রাদেশিক স্বায়ত্তশাসন
[খ] প্রদেশগুলোতে দ্বৈত শাসন
[গ] জাতীয় নির্বাচন
[ঘ] জিন্নাহর চৌদ্দ দফা ও নেহেরু রিপোর্ট

২৪২. মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেন কে? (অনুধাবন)
[ক] আল্লামা শাওকত আলী
✅ আল্লামা ইকবাল
[গ] আল্লামা তাজুল ইসলাম
[ঘ] আল্লামা মোহাম্মদ আলী

২৪৩. পাকিস্তান রাষ্ট্রের রূপরেখা অঙ্কন করেন কে? (জ্ঞান)
✅ চৌধুরী রহমত আলী
[খ] মুহাম্মদ আলী জিন্নাহ
[গ] জেনারেল নিয়াজী
[ঘ] আল্লামা ইকবাল

২৪৪. লাহোর প্রস্তাব গৃহীত হয় ১৯৪০ খ্রিষ্টাব্দের কত তারিখ? (জ্ঞান)
[ক] ৭ মার্চ
✅ ২৩ মার্চ
[গ] ২৬ মার্চ
[ঘ] ২৯ মার্চ

২৪৫. ১৯৪০ সালে মুসলিম লীগের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেন? (জ্ঞান)
✅ মুহাম্মদ আলী জিন্নাহ
[খ] মওলানা ভাসানী
[গ] আবুল কাশেম ফজলুল হক
[ঘ] জওহর লাল নেহেরু

২৪৬. লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন? (জ্ঞান)
[ক] শেখ মুজিব
✅ ফজলুল হক
[গ] মহাত্মা গান্ধী
[ঘ] মোহাম্মদ আলী জিন্নাহ

২৪৭. লাহোর প্রস্তাবের প্রধান ধারা কয়টি? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

২৪৮. লাহোর প্রস্তাব ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিতি লাভ করে কেন? (অনুধাবন)
[ক] লাহোর প্রস্তাবের ধারায় পাকিস্তানের কথা প্রকাশ করে
✅ বিভিন্ন পত্রপত্রিকা একে পাকিস্তান প্রস্তাব বলে প্রচার করে
[গ] ব্রিটিশরা একে পাকিস্তান প্রস্তাব হিসেবে বিবেচনা করে
[ঘ] কংগ্রেস একে পাকিস্তান প্রস্তাব হিসেবে বিবেচনা করে

২৪৯. লাহোর প্রস্তাবের তীব্র নিন্দা করেন কে? (জ্ঞান)
[ক] মহাত্মা গান্ধী
[খ] পুলিন বিহারী দাশ
✅ জওহরলাল নেহেরু
[ঘ] নবাব সলিমুল্লাহ

২৫০. লাহোর প্রস্তাবের অন্যতম গুরুত্ব কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ মুসলমানদের আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা
[খ] হিন্দুদের প্রতি আপোষমূলক মনোভাব
[গ] ব্রিটিশদের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন
[ঘ] ইংরেজদের ক্ষমতাকে সুসংহতকরণ

২৫১. ‘দ্বিজাতি তত্তে¡র’ প্রবক্তা কে? (জ্ঞান)
✅ মোহাম্মদ আলী জিন্নাহ
[খ] জওহরলাল নেহেরু
[গ] মহাত্মা গান্ধী
[ঘ] এ কে ফজলুল হক

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫২. রাজনৈতিক জীবনে প্রথমে জিন্নাহ ছিলেন- (অনুধাবন)
i. জাতীয়তাবাদী নেতা
ii. রক্ষণশীল নেতা
iii. হিন্দু-মুসলিম মিলনের অগ্রদূত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৩. ১৯৩৫ খ্রিষ্টাব্দে ভারত শাসন আইন প্রবর্তিত হয়েছিল- (অনুধাবন)
i. সাইমন কমিশনের সুপারিশের ভিত্তিতে
ii. গোলটেবিল বৈঠকের সুপারিশের ভিত্তিতে
iii. ব্রিটিশ সরকারের ইচ্ছানুযায়ী

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও ii

২৫৪. লাহোর প্রস্তাবের মূল বিষয় ছিল- (উচ্চতর দক্ষতা)
i. ভারত উপমহাদেশের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে মুসলিম অধ্যুষিত এলাকায় একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন
ii. জমিদারদের ক্ষমতা হ্রাস ও বঙ্গীয় মহাজনী আইন প্রবর্তন
iii. ভারতের দক্ষিণাঞ্চলে মুসলিম রাষ্ট্র গঠন ও ইসলামি বিপ্লবীদের মুক্তি প্রদান

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i ও iii

২৫৫. লাহোর প্রস্তাবের মূল বক্তব্য- (উচ্চতর দক্ষতা)
i. আঞ্চলিক স্বাধিকার
ii. আত্মনিয়ন্ত্রণের অধিকার
iii. সার্বভৌমত্ব অর্জন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৬. ‘?’ চি‎হ্নিত স্থানে যথাযথ উত্তরটি হবে- (অনুধাবন)
i. লাহোর প্রস্তাব
ii. ঢাকা প্রস্তাব
iii. ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৩ মার্চের প্রস্তাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫৭, ২৫৮ ও ২৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
মি. টমাস উইনসন ছিলেন একজন অদূরদর্শী রাজনীতিবিদ। খ্রিষ্টান ধর্মের মানুষের স্বার্থরক্ষার জন্য এবং অন্যান্য ধর্মাবলম্বীদের স্বার্থের জন্য দলীয় অধিবেশনে তিনি একটি প্রস্তাব পেশ করেন। এ প্রস্তাবটি তার দেশের রাজনীতিতে বিশেষ স্থান অধিকার করে আছে।

২৫৭. মি. উইনসনের উত্থাপিত প্রস্তাব শেরে বাংলা একে ফজলুল হক উত্থাপিত কোন প্রস্তাবের সাথে সংগতিপূর্ণ? (প্রয়োগ)
[ক] পাকিস্তান প্রস্তাব
✅ লাহোর প্রস্তাব
[গ] গোলটেবিল প্রস্তাব
[ঘ] কংগ্রেস প্রস্তাব

২৫৮. উক্ত প্রস্তাব দেওয়া হয়- (উচ্চতর দক্ষতা)
i. সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে
ii. অতীতের তিক্ত অভিজ্ঞতা বিবেচনা করে
iii. মুসলমানদের স্বার্থের কথা বিবেচনা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৯. উক্ত প্রস্তাবের পরিণতিতে- (উচ্চতর দক্ষতা)
i. হিন্দু সমাজ খুশি হয়
ii. মুসলমানরা নিজেদের আলাদা জাতি হিসেবে ভাবতে শেখে
iii. ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বিভাগ-পূর্ব বাংলার রাজনীতি (১৯৩৭-১৯৪৭) খ্রিষ্টাব্দ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৩৯
⚛ নিখিল বঙ্গ প্রজা সমিতির উদ্দেশ্য ছিল- কৃষকের অবস্থার উন্নতি করা।
⚛ কৃষক প্রজা পার্টির সভাপতি নির্বাচিত হন- শেরে বাংলা একে ফজলুল হক।
⚛ ১৯৪৩ খ্রিষ্টাব্দের দুর্ভিক্ষে মৃত্যুবরণ করে- ৩০ লক্ষাধিক লোক।
⚛ পূর্ব বাংলা মুসলিম লীগের নেতা নির্বাচিত হন- হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
⚛ ‘বসু সোহরাওয়ার্দী চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৪৭ খ্রিষ্টাব্দে।
⚛ বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন- হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
⚛ মুক্ত বাংলার প্রস্তাব করেন- হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
⚛ বৃহত্তর বাংলা রাষ্ট্রের রূপরেখা প্রণয়ন করেন- আবুল হাশিম।
⚛ পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়- ১৪ আগস্ট ১৯৪৭।
⚛ ‘বসু সোহরাওয়ার্দী’ চুক্তিতে ছিল- অখণ্ড স্বাধীন বাংলা প্রতিষ্ঠা।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬০. চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯০০
[খ] ১৯১০
[গ] ১৯২০
✅ ১৯২৫

২৬১. ১৯২৬ খ্রিষ্টাব্দে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয় কেন? (অনুধাবন)
✅ কলকাতা দাঙ্গা
[খ] স্বদেশী আন্দোলন
[গ] চিত্তরঞ্জন দাসের মৃত্যু
[ঘ] মুসলিম লীগ প্রতিষ্ঠা

২৬২. ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রাদেশিক আইন পরিষদের নির্বাচনের পর ‘নিখিল বঙ্গ প্রজা সমিতি’ নামে একটি দল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সমিতির প্রধান উদ্দেশ্য কী ছিল? (প্রয়োগ)
[ক] রাজনীতিতে নতুন ধারা প্রবর্তন
[খ] বঙ্গভঙ্গের বিরুদ্ধে কৃষক আন্দোলন
[গ] ব্রিটিশ শোষণ থেকে বঙ্গকে বাঁচানো
✅ বাংলার কৃষকদের অবস্থার উন্নতি সাধন

২৬৩. কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? (জ্ঞান)
[ক] শেখ মুজিবুর রহমান
[খ] সুভাস বসু
✅ এ কে ফজলুল হক
[ঘ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

২৬৪. মুসলিম লীগ ফজলুল হকের নেতৃত্বে মন্ত্রিসভা গঠনের প্রস্তাব মেনে নেওয়ার মূল কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ কৌশলগত রাজনৈতিক চাল
[খ] সমঝোতার মনোভাব
[গ] ফজলুল হকের প্রতি দৃঢ় আস্থা
[ঘ] কোয়ালিশন মন্ত্রিসভা গঠন

২৬৫. একে ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ করেন কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
✅ ১৯৪১
[খ] ১৯৪২
[গ] ১৯৪৩
[ঘ] ১৯৪৪

২৬৬. বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯০৫
✅ ১৯৪৩
[গ] ১৯৪৫
[ঘ] ১৯৪৭

২৬৭. নাজিমুদ্দিন মন্ত্রিসভা গঠন করেছিল কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৪০
✅ ১৯৪৩
[গ] ১৯৪৫
[ঘ] ১৯৪৭

২৬৮. বাংলায় ১৯৪৩ খ্রিষ্টাব্দের দুর্ভিক্ষে কত লোকের মৃত্যু হয়? (জ্ঞান)
[ক] ২১ লক্ষ
[খ] ২৭ লক্ষ
✅ ৩০ লক্ষ
[ঘ] ৩৪ লক্ষ

২৬৯. ১৯৪৬ খ্রিষ্টাব্দের প্রাদেশিক নির্বাচন ও নেতৃত্বকে কেন্দ্র করে বাংলার মুসলিম লীগ কতটি উপদলে বিভক্ত হয়? (অনুধাবন)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৭০. নির্বাচনে মুসলিম লীগ কতটি আসনে জয়লাভ করে? (জ্ঞান)
[ক] ১০৫
[খ] ১১০
✅ ১১৪
[ঘ] ১১৫

২৭১. সোহরাওয়ার্দী কত খ্রিষ্টাব্দে মন্ত্রিসভা গঠন করেন? (জ্ঞান)
[ক] ১৯৪৩
[খ] ১৯৪৪
[গ] ১৯৪৫
✅ ১৯৪৬

২৭২. হিন্দু-মুসলমান সম্পর্ক এক রক্তক্ষয়ী দাঙ্গায় রূপ নেয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
✅ ১৯৪৭
[খ] ১৯৪৮
[গ] ১৯৪৯
[ঘ] ১৯৫০

২৭৩. কোন ব্যক্তি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন? (জ্ঞান)
[ক] শরৎচন্দ্র বসু
[খ] যতীন্দ্রনাথ বসু
[গ] মালাধর বসু
✅ হোসেন শহীদ সোহরাওয়ার্দী

২৭৪. অখণ্ড বাংলাকে কে ‘সোস্যালিস্ট রিপাবলিক হিসেবে গড়ে তোলার আহবান জানান? (জ্ঞান)
[ক] রবীন্দ্রনাথ ঠাকুর
✅ শরৎচন্দ্র বসু
[গ] রামমোহন রায়
[ঘ] মুকুন্দরাম

২৭৫. বসু-সোহরাওয়ার্দী চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
✅ ১৯৪৭
[খ] ১৯৪৮
[গ] ১৯৪৯
[ঘ] ১৯৫০

২৭৬. বসু-সোহরাওয়ার্দী প্রস্তাব কত খ্রিষ্টাব্দে উপস্থাপন করা হয়? (জ্ঞান)
✅ ১৯৪৭
[খ] ১৯৪৫
[গ] ১৯৪৬
[ঘ] ১৯৪৩

২৭৭. কেন বসু-সোহরাওয়ার্দী চুক্তি স্বাক্ষরিত হয়? (জ্ঞান)
[ক] লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র গঠন করার জন্য
[খ] লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত, করার জন্য
✅ অখণ্ড স্বাধীন ও সার্বভৌম বাংলা রাষ্ট্র গঠনের জন্য
[ঘ] অখণ্ড স্বাধীন ও সার্বভৌম আসাম রাষ্ট্র গঠনের জন্য

২৭৮. বসু-সোহরাওযার্দী চুক্তির গুরুত্বপূর্ণ দিক কোনটি? (জ্ঞান)
[ক] পাকিস্তান রাষ্ট্রের সূচনা
✅ সার্বভৌম বাংলা প্রতিষ্ঠা
[গ] হিন্দুস্থান নামক রাষ্ট্রের সূচনা
[ঘ] কেরালা রাষ্ট্রের প্রতিষ্ঠা

২৭৯. বসু-সোহরাওয়ার্দী চুক্তিতে সংবিধান প্রণয়নের জন্য কত সদস্যবিশিষ্ট গণপরিষদ থাকবে? (জ্ঞান)
[ক] ২০
✅ ৩০
[গ] ৪০
[ঘ] ৫০

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮০. ১৯৪৩ খ্রিষ্টাব্দের দুর্ভিক্ষের কারণ ছিল- (উচ্চতর দক্ষতা)
i. বার্মা থেকে চাল আমদানি বন্ধ
ii. মুনাফাখোর ব্যবসায়ীদের খাদ্য গুদামজাত
iii. নাজিমউদ্দিন মন্ত্রিসভার অদূরদর্শিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮১. বসু-সোহরাওয়ার্দী প্রস্তাবের বিষয় ছিল- (অনুধাবন)
i. বাংলার অখণ্ডতা বজায় রাখা
ii. বাংলার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখা
iii. হিন্দু-মুসলিম সম্প্রীতি হ্রাস

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৮২. অখণ্ড বাংলা প্রস্তাবের অন্যতম প্রকৃতি হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. গণপরিষদ গঠন
ii. অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন
iii. ব্রিটিশদের বিতাড়ন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৩. কংগ্রেস অখণ্ড বাংলা গঠনের বিরোধিতা করে- (অনুধাবন)
i. কলকাতার অধিকার বজায় রাখতে
ii. আসামের অধিকার বজায় রাখতে
iii. পাঞ্জাবের অধিকার বজায় রাখতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৪. অখণ্ড বাংলা প্রস্তাব ব্যর্থ হয়- (অনুধাবন)
i. কংগ্রেস নেতাদের বিরোধিতার ফলে
ii. মুসলিম লীগ নেতাদের বিরোধিতার ফলে
iii. গোঁড়াপন্থী নেতাদের বিরোধিতার ফলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 ব্রিটিশ শাসন অবসান 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৪২
⚛ ‘ভারত ছাড়’ আন্দোলনের ডাক দেন- মহাত্মা গান্ধী।
⚛ অহিংস আন্দোলন সহিংসতায় রূপ নেয়- কংগ্রেস নেতৃবৃন্দের গ্রেফতারের ঘটনায়।
⚛ পুলিশের গুলি সত্তে¡ও জাতীয় পতাকা দৃঢ়মুষ্টিতে ধীরে রেখে শহিদ হন- মাতঙ্গিনী হাজরা।
⚛ ‘আজাদ হিন্দু ফৌজ’ এর নেতৃত্ব দিয়েছেন- নেতাজি সুভাষ চন্দ্র বসু।
⚛ সুভাষ বসু প্রতিষ্ঠিত আজাদ হিন্দু সরকার ছিল- অসাম্প্রদায়িক।
⚛ ভারতীয়দের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি সহানুভূতিশীল ছিল- শ্রমিক দল।
⚛ ১৯৪৬ খ্রিষ্টাব্দে ভারতে সাধারণ নির্বাচনের ঘোষণা দেয়- ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি।
⚛ পাকিস্তান প্রস্তাব বিষয়ে ভূমিকা রেখেছিলেন- হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
⚛ সীমানা নির্ধারণ কমিটির নেতৃত্ব দেন- র‌্যাডক্লিফ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮৫. ক্রিপস মিশন কত খ্রিষ্টাব্দে প্রত্যাখ্যাত হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৭
[খ] ১৯৪৩
✅ ১৯৪২
[ঘ] ১৯৪৬

২৮৬. ‘ভারত ছাড়’ আন্দোলন কত খ্রিষ্টাব্দে শুরু হয়? (জ্ঞান)
✅ ১৯৪২
[খ] ১৯৪৫
[গ] ১৯৪০
[ঘ] ১৯৩৯

২৮৭. করমচাঁদ মহাত্মা গান্ধীর অন্যতম কৃতিত্ব ছিল কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] অর্থনৈতিক পুনর্গঠন
✅ ব্রিটিশবিরোধী মনোভাব
[গ] রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন
[ঘ] ডাক বিভাগের সংস্কার

২৮৮. ‘ভারত ছাড়’ আন্দোলনের ডাক দেন কে? (জ্ঞান)
[ক] জওহরলাল নেহেরু
✅ মহাত্মা গান্ধী
[গ] রাজেন্দ্র প্রসাদ
[ঘ] মোহাম্মদ আলী

২৮৯. কোন বৃদ্ধা পুলিশের গুলিবিদ্ধ হয়েও জাতীয় পতাকা দৃঢ় মুষ্ঠিতে ধরে রাখেন? (জ্ঞান)
[ক] জামীঙ্গিনী হাজরা
✅ মতঙ্গীনি হাজরা
[গ] রোহাঙ্গীনি হাজরা
[ঘ] মরোঙ্গীনি হাজরা

২৯০. ১৯৪৩ খ্রিষ্টাব্দ বাংলার ইতিহাসে স্মরণীয় কেন? (অনুধাবন)
✅ মন্বন্তর বা দুর্ভিক্ষের জন্য
[খ] সশস্ত্র বিপ্লবী আন্দোলনের জন্য
[গ] ভারত ছাড় আন্দোলনের জন্য
[ঘ] বাংলা চুক্তির জন্য

২৯১. INA এর পূর্ণ কী? (জ্ঞান)
✅ Indian National Army
[খ] Indian National Agency
[গ] Indian Native Army
[ঘ] Inian Nationalist Agency

২৯২. আজাদ হিন্দু ফৌজের নেতা কে ছিলেন? (জ্ঞান)
[ক] শরৎচন্দ্র বসু
✅ সুভাষচন্দ্র বসু
[গ] অমর্ত্য সেন
[ঘ] রাসবিহারী বসু

২৯৩. ‘ফরওয়ার্ড ব্লক’ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? (জ্ঞান)
[ক] মহাত্মা গান্ধী
[খ] শরৎচন্দ্র বসু
✅ সুভাষ চন্দ্র বসু
[ঘ] জওহরলাল নেহেরু

২৯৪. নেতাজী সুভাষ চন্দ্র বসু ভারত ত্যাগ করেন কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৪০
✅ ১৯৪১
[গ] ১৯৪২
[ঘ] ১৯৪৩

২৯৫. জাপান কত খ্রিষ্টাব্দে রেঙ্গুন ত্যাগ করে? (জ্ঞান)
[ক] ১৯৪৪
✅ ১৯৪৫
[গ] ১৯৪৬
[ঘ] ১৯৪৭

২৯৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] অক্ষ শক্তির বিজয়
✅ মিত্র বাহিনীর বিজয়
[গ] জার্মানির বিজয়
[ঘ] ইতালির বিজয়

২৯৭. কত খ্রিষ্টাব্দে বোম্বাইয়ে নৌ বিদ্রোহ দেখা দেয়? (জ্ঞান)
✅ ১৯৪৬
[খ] ১৯৪৭
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৪৯

২৯৮. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ১৯৪৬ খ্রিষ্টাব্দে ভারতে সাধারণ নির্বাচন ঘোষণা করেন? (জ্ঞান)
[ক] পামার স্টোন
✅ এ্যাটলি
[গ] জেফারসন
[ঘ] এন্ডারসন

২৯৯. অ্যাটলি কর্তৃক কত খ্রিষ্টাব্দে ভারতের সাধারণ নির্বাচনের কথা ঘোষিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৫
✅ ১৯৪৬
[গ] ১৯৪৭
[ঘ] ১৯৪৮

৩০০. ১৯৪৬ খ্রিষ্টাব্দের নির্বাচনে মুসলিম লীগ কেন বাংলায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? (জ্ঞান)
[ক] হিন্দু ছাত্র সমাজের সমর্থনে
[খ] ব্রিটিশদের সমর্থনে
✅ মুসলমান তরুণ ছাত্র সমাজের সমর্থনে
[ঘ] মোহাম্মদ আলী জিন্নাহর সমর্থনে

৩০১. প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করা হয় কত তারিখে? (জ্ঞান)
[ক] ১৫ আগস্ট
✅ ১৬ আগস্ট
[গ] ১৭ আগস্ট
[ঘ] ১৮ আগস্ট

৩০২. প্রত্যক্ষ সংগ্রাম দিবসের পরিণতি কী? (উচ্চতর দক্ষতা)
[ক] সকল শ্রেণির মধ্যে সম্প্রীতি
[খ] হিন্দু-মুসলমানের বন্ধুত্ব
[গ] হিন্দু-মুসলমানের ঐক্য
✅ হিন্দু-মুসলমান সম্পর্কের অবনতি

৩০৩. র্যাডক্লিফ লাইন কোন দুইটি দেশের সীমানা নির্ধারণকারী রেখা? (জ্ঞান)
[ক] ভারত-চীন
[খ] পাকিস্তান-আফগানিস্তান
✅ ভারত-পাকিস্তান
[ঘ] ভারত-বাংলাদেশ

৩০৪. পাকিস্তান ও ভারত রাষ্ট্রের জন্ম হয় কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
[ক] ১৯৩৫
[খ] ১৯৩৬
[গ] ১৯৪০
✅ ১৯৪৭

৩০৫. ভারতের স্বাধীনতা দিবস কত তারিখে? (জ্ঞান)
✅ ১৫ আগস্ট
[খ] ১৬ আগস্ট
[গ] ১৭ আগস্ট
[ঘ] ১৮ আগস্ট

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩০৬. আজাদ হিন্দু ফৌজ গঠিত হয়- (অনুধাবন)
i. জমিদারদের উৎখাত করার জন্য
ii. ইংরেজদের বিতাড়িত করার জন্য
iii. ব্রিটিশদের এদেশ থেকে তাড়ানোর জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০৭. নেতাজী সুভাষ চন্দ্রের চারিত্রিক গুণাবলি হলো- (উচ্চতর দক্ষতা)
i. সমরকুশলতা
ii. সাহসিকতা
iii. বিচক্ষণতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০৮. ইংল্যান্ডে শ্রমিক দল জয়ী হওয়ায়- (উচ্চতর দক্ষতা)
i. ভারতের স্বাধীনতা অর্জিত হয়
ii. ভারতের স্বাধিকার প্রতিষ্ঠিত হয়
iii. ভারতের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০৯. ১৯৪৬ খ্রিষ্টাব্দের নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ার কারণ- (অনুধাবন)
i. এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে
ii. এ নির্বাচনের মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠার পথ সুগম হয়
iii. এ নির্বাচন মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমির দাবিকে প্রাতিষ্ঠানিক রূপ দান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১০ ও ৩১১ নং প্রশ্নের উত্তর দাও :
গোপিনগর গ্রামের কিছু লোক হত্যা মামলার আসামি হয়ে নিমবাহার গ্রামে আশ্রয় নেয়। গোপিনগর গ্রামের লোক হত্যাকারীদের ধরার জন্য নিমবাহার গ্রাম আক্রমণ করতে পারে এই আশঙ্কায় গ্রামের এক নেতা হত্যাকারীদের নিমবাহার গ্রাম ছেড়ে যেতে বলেন।

৩১০. অনুচ্ছেদটি কোন আন্দোলনের সাথে সংগতিপূর্ণ? (প্রয়োগ)
✅ ভারত ছাড় আন্দোলন
[খ] সিপাহি আন্দোলন
[গ] তেভাগা আন্দোলন
[ঘ] ভাষা আন্দোলন

৩১১. উক্ত আন্দোলনের উদ্দেশ্য ছিল- (উচ্চতর দক্ষতা)
i. ভারতবর্ষের স্বাধীনতা
ii. ইংরেজদের দমন
iii. মহাত্মা গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide