SSC জীববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০১ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
জীববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-০১

SSC Biology
MCQ
Question and Answer pdf download

অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
✅ এন্টোমোলজি
[খ] ইকোলজি
[গ] এন্ডোক্রাইনোলজি
[ঘ] মাইক্রোবায়োলজি

২. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. জীবের উপদল সম্পর্কে জানা
ii. জীবের এককের নামকরণ করতে পারা
iii. বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
৩. চিত্রে জীবটির নাম কী?
[ক] অ্যামিবা
[খ] ডায়াটম
[গ] প্যারামেসিয়াম
✅ ব্যাকটেরিয়া

৪. উদ্দীপকের চিত্রে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে-
i. এরা চলনে সক্ষম
ii. এরা খাদ্য তৈরিতে অক্ষম
iii. তাদের নিউক্লিয়াস সুগঠিত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৫. Nymphea nouchali নিচের কোনটির বৈজ্ঞানিক নাম?
[ক] পাট
✅ শাপলা
[গ] আম
[ঘ] জবা

৬. কোন তন্ত্রটি পেশিকে চালনা করে?
[ক] রেচনতন্ত্র
[খ] পেশিতন্ত্র
[গ] প্রজননতন্ত্র
✅ স্নায়ুতন্ত্র

৭. নিচের কোনটি স্বভোজী?
[ক] এগারিকাস
✅ আমগাছ
[গ] স্বর্ণলতা
[ঘ] T. M. V

৮. আরশোলার বৈজ্ঞানিক নাম কী?
[ক] Copsychus saularis
[খ] Plasmodium vivax
[গ] Apis indica
✅ Periplaneta americana

৯. কাইটিন দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটির?
[ক] অ্যামিবা
[খ] ডায়াটম
✅ পেনিসিলিয়াম
[ঘ] প্যারামেসিয়াম

১০. জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?
[ক] ইকোলজি
[খ] হিস্টোলজি
[গ] এন্টোমোলজি
✅ ইভোলিউশন

১১. কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত?
✅ ঈস্ট
[খ] ডায়াটম
[গ] ব্যাকটেরিয়া
[ঘ] প্যারামেসিয়াম

১২. কোনটি সুপার কিংডম?
[ক] মনেরা
[খ] প্রোটিস্টা
✅ প্রোক্যারিওটা
[ঘ] প্লানটি

১৩. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?
✅ জীববিজ্ঞান
[খ] কৃষিবিজ্ঞান
[গ] বনবিজ্ঞান
[ঘ] সমুদ্রবিজ্ঞান

১৪. জীববিজ্ঞানের জনক কে?
[ক] ডারউইন
✅ অ্যারিস্টটল
[গ] কেলভিন
[ঘ] মেন্ডেল

১৫. গোল আলুর বৈজ্ঞানিক নাম কী?
[ক] Oryza sativa
[খ] Nymphea nouchali
✅ Solanum tuberosum
[ঘ] Mangifera indica

১৬. অ্যারিস্টটল ছিলেন-
✅ দার্শনিক
[খ] চিকিৎসক
[গ] কবি
[ঘ] শিক্ষক

১৭. নিচের কোনটিতে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বৃদ্ধি ঘটে?
[ক] অ্যামিবা
[খ] প্যারামেসিয়াম
[গ] ডায়াটম
✅ পেনিসিলিয়াম

১৮. ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি?
[ক] বিবর্তন বিদ্যা
[খ] বংশগতি বিদ্যা
✅ বন্যপ্রাণি বিদ্যা
[ঘ] শারীর বিদ্যা

১৯. নিচের কোনটি স্পোরের সাহায্যে বংশবৃদ্ধি করে?
[ক] ডায়াটম
✅ ঈস্ট
[গ] নস্টক
[ঘ] ব্যাকটেরিয়া

২০. জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কোনটি?
[ক] Oryza sativa
✅ Nymphea nouchali
[গ] Hibiscus rosasinensis
[ঘ] Artocarpus heterophyllus

নিচের চিত্রটি লক্ষ কর এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
২১. চিত্রের জীবটির কোষ বিভাজন কিভাবে ঘটে?
[ক] মিয়োসিস
[খ] কনজুগেশন
✅ মাইটোসিস
[ঘ] দ্বি-বিভাজন

২২. চিত্রের জীবটির বৈশিষ্ট্য-
i. নিউক্লিয়াস সুগঠিত
ii. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত
iii. শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

জীববিজ্ঞানের ধারণা ও জীববিজ্ঞানের শাখাসমূহ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩. ‘Biology’ শব্দটি কোন ভাষা থেকে আগত? (জ্ঞান)
✅ ল্যাটিন
[খ] গ্রিক
[গ] জার্মান
[ঘ] ফ্রান্স

২৪. Biology শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত? (জ্ঞান)
[ক] Bio ও logus
[খ] Bios ও logic
[গ] Bious ও logus
✅ Bios ও logos

২৫. গ্রিক শব্দ ‘Bios’ এর অর্থ কী? (জ্ঞান)
✅ জীবন
[খ] জ্ঞান
[গ] আবিষ্কার
[ঘ] বায়ু

২৬. গ্রিক শব্দ ‘Logos’ এর অর্থ কোনটি? (জ্ঞান)
[ক] ধ্যান
✅ জ্ঞান
[গ] জীবন
[ঘ] প্রাণী

২৭. জীবের ধরন অনুসারে জীববিজ্ঞানকে প্রধান কয়টি শাখায় ভাগ করা হয়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২৮. জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটলের জীবনকাল কত? (জ্ঞান)
[ক] খ্রিষ্টপূর্ব ৪২২-৩৮৪
✅ খ্রিষ্টপূর্ব ৩৮৪-৩২২
[গ] খ্রিষ্টপূর্ব ৩২২-২৫৬
[ঘ] খ্রিষ্টপূর্ব ২৫৬-১৮৯

২৯. অ্যারিস্টটল কোন দেশের অধিবাসী ছিলেন? (জ্ঞান)
[ক] জার্মানি
[খ] ইরাক
✅ গ্রিস
[ঘ] মিশর

৩০. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? (জ্ঞান)
[ক] পদার্থবিজ্ঞান
[খ] রসায়ন
[গ] সামাজিক বিজ্ঞান
✅ জীববিজ্ঞান

৩১. Parasitology-তে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়?
[ক] ভাইরাস
[খ] শৈবাল
✅ পরজীবী
[ঘ] কীটপতঙ্গ

৩২. নিচের কোন শাখায় জীবের ভ্রুণের পরিস্ফ‚টন সম্পর্কে আলোচনা করা হয়? (অনুধাবন)
[ক] Histology
[খ] Cytology
✅ Embryology
[ঘ] Physiology

৩৩. প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান কোনটি? (জ্ঞান)
[ক] অঙ্গসংস্থান বিদ্যা
✅ বাস্তুবিদ্যা
[গ] শারীর বিদ্যা
[ঘ] জেনেটিক্স

৩৪. কীটপতঙ্গ ও পরজীবী সম্পর্কে আলোচনা করা হয় কোন শাখায়? (জ্ঞান)
[ক] ফাইকোলজি ও মাইকোলজি
[খ] এমব্রায়োলজি ও এন্টোমোলজি
✅ প্যারাসাইটোলজি ও এন্টোমোলজি
[ঘ] এন্টোমোলজি ও ফাইকোলজি

৩৫. কোনটি বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান? (অনুধাবন)
✅ Wildlife
[খ] Forestry
[গ] Agriculture
[ঘ] Morphology

৩৬. মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কে বিজ্ঞান কোনটি? (অনুধাবন)
[ক] ফার্মেসি
✅ বায়োটেকনোলজি
[গ] বায়োকেমিস্ট্রি
[ঘ] প্যারাসাইটোলজি

৩৭. এন্ডোক্রাইনোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়? (জ্ঞান)
[ক] এনজাইম
✅ হরমোন
[গ] যকৃত
[ঘ] কোষ

৩৮. নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়? (অনুধাবন)
[ক] জিন প্রযুক্তি
✅ ট্যাক্সোনমি
[গ] প্রত্নতত্ত্ববিদ্যা
[ঘ] বন্য প্রাণীবিদ্যা

৩৯. প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিচের কোন শাখার আলোচ্য বিষয়? (অনুধাবন)
[ক] Entomology
[খ] Morphology
✅ Ecology
[ঘ] Histology

৪০. এন্ডোক্রাইনোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়? (জ্ঞান)
[ক] কোষ
[খ] দৈহিক গঠন
✅ হরমোন
[ঘ] পরজীবী

SSC জীববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০১

৪১. বিজ্ঞানের কোন শাখা পাঠে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক সম্বন্ধে জানা যায়? (জ্ঞান)
✅ অণুজীববিজ্ঞান
[খ] পরজীবীবিদ্যা
[গ] কীটতত্ত্ব
[ঘ] জীবপ্রযুক্তি

৪২. জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা কী কী? (জ্ঞান)
[ক] জড় ও জীব
[খ] কৃষি ও বন
✅ উদ্ভিদ ও প্রাণী
[ঘ] পদার্থ ও রসায়ন

৪৩. কোন শাখায় টিস্যুর গঠন, বিন্যাস ও কার‌্যাবলি আলোচনা হয়? (জ্ঞান)
[ক] এমব্রায়োলজি
✅ হিস্টোলজি
[গ] সাইটোলজি
[ঘ] ইকোলজি

৪৪. Oceanography কী সম্পর্কিত বিজ্ঞান? (জ্ঞান)
✅ সামুদ্রিক জীব
[খ] পরিবেশ
[গ] মানবজীবন
[ঘ] বন্যপ্রাণী

৪৫. বন সম্পর্কে আলোচনাকে কী বলে? (অনুধাবন)
[ক] জীব প্রযুক্তি
✅ ফরেস্ট্রি
[গ] হর্টিকালচার
[ঘ] মৃত্তিকাবিজ্ঞান

৪৬. জৈব রাসায়নিক কাজ সম্পর্কীয় বিজ্ঞান কোনটি? (অনুধাবন)
[ক] হিস্টোলজি
[খ] অঙ্গসংস্থান
✅ শারীরবিদ্যা
[ঘ] বায়োলজি

৪৭. পতঙ্গ সম্বন্ধে অধ্যয়ন করে কোন বিজ্ঞান? (জ্ঞান)
✅ কীটতত্ত্ব
[খ] বন্যপ্রাণিবিদ্যা
[গ] কৃষিবিজ্ঞান
[ঘ] পতঙ্গতত্ত্ব বিদ্যা

৪৮. জীবের অভ্যন্তরীণ অঙ্গ সম্পর্কে জ্ঞান অর্জনকে কী বলে? (অনুধাবন)
[ক] মরফোলজি
✅ হিস্টোলজি
[গ] অ্যানাটমি
[ঘ] ফিজিওলজি

৪৯. পরজীবী সম্পর্কিত জীববিজ্ঞানের শাখা কোনটি? (অনুধাবন)
[ক] কীটতত্ত্ব
[খ] অণুজীববিজ্ঞান
✅ পরজীবীবিদ্যা
[ঘ] বায়োইনফরমেটিকস

৫০. জীবের জীবাশ্মঘটিত বিজ্ঞানকে কী বলে? (অনুধাবন)
[ক] জীবপ্রযুক্তি
[খ] বায়োইনফরমেটিকস
[গ] জীব ভূগোল
✅ প্রত্নতত্ত্ববিদ্যা

৫১. প্রযুক্তি নির্ভর জীবের সঠিক তথ্য পাওয়াকে কী বলে? (জ্ঞান)
✅ বায়োইনফরমেটিকস
[খ] বায়োটেকনোলজি
[গ] জিন প্রযুক্তি
[ঘ] জীবপরিসংখ্যান বিদ্যা

৫২. আমরা জীবাশ্ম সম্বন্ধে জানতে পারি জীববিজ্ঞানের কোন শাখায়? (অনুধাবন)
[ক] কীটতত্ত্ব বিভাগে
✅ প্রত্নতত্ত্ববিদ্যায়
[গ] জীবপ্রযুক্তিবিদ্যায়
[ঘ] বায়োইনফরমেটিকস শাখায়

৫৩. রোগ সম্বন্ধে সঠিক ধারণা জানা যায় জীববিজ্ঞানের কোন শাখার সাহায্যে? (উচ্চতর দক্ষতা)
[ক] শারীরবিদ্যা
[খ] জীবপ্রযুক্তি
[গ] অণুজীববিজ্ঞান
✅ প্রাণরসায়ন

৫৪. বন সংরক্ষণ বিষয়ে জ্ঞান অর্জন করা যায় জীববিজ্ঞানের কোন শাখায়? (অনুধাবন)
[ক] বাস্তুবিদ্যা
[খ] জীবভ‚গোল
✅ বনবিজ্ঞান
[ঘ] বন্যপ্রাণিবিদ্যা

৫৫. জীবের আন্তঃসম্পর্ক ও বন্যপ্রাণী সম্বন্ধে আমরা জানতে পারব জীববিজ্ঞানের কোন শাখায়? (অনুধাবন)
[ক] বাস্তুবিদ্যা ও জীবভ‚গোলে
[খ] বাস্তুবিদ্যা ও বনবিজ্ঞানে
✅ বাস্তুবিদ্যা ও বন্যপ্রাণিবিদ্যায়
[ঘ] বাস্তুবিদ্যা ও পরিবেশবিজ্ঞানে

৫৬. নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রাণ রসায়ন ও শারীরবিদ্যা
✅ শারীরবিদ্যা ও বাস্তুবিদ্যা
[গ] জেনেটিক্স ও জিনপ্রযুক্তি
[ঘ] পরিবেশবিজ্ঞান ও বাস্তুবিদ্যা

৫৭. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? (উচ্চতর দক্ষতা)
✅ প্রাণরসায়ন ও ফার্মেসি
[খ] শারীরবিদ্যা ও বাস্তুবিদ্যা
[গ] জেনেটিক্স ও জিনপ্রযুক্তি
[ঘ] পরিবেশবিজ্ঞান ও বিবর্তনবিদ্যা

৫৮. ক্যান্সার ও অন্যান্য রোগ সম্বন্ধে তথ্য আমরা পাই জীববিজ্ঞানের কোন শাখায়? (উচ্চতর দক্ষতা)
[ক] শারীরবিদ্যা
[খ] ফার্মেসি
✅ বায়োইনফরমেটিক্স
[ঘ] এন্ড্রোক্রাইনোলজি

৫৯. জীববিজ্ঞান শিক্ষার জন্য সঠিক উক্তি কোনটি? (প্রয়োগ)
[ক] বিভিন্ন অঙ্গের গঠন সম্বন্ধে জানা যায়
✅ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে জ্ঞান লাভ করা
[গ] বিভিন্ন উদ্ভিদ সম্বন্ধে জ্ঞান লাভ করা
[ঘ] বিভিন্ন প্রাণী সম্বন্ধে জ্ঞান লাভ করা

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬০. ফলিত জীববিজ্ঞানের শাখা-
i. পরজীবীবিদ্যা
ii. প্রাণরসায়ন
iii. বংশগতিবিদ্যা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১. ভৌত জীববিজ্ঞানে আলোচনা করা হয়-
i. দৈহিক গঠন
ii. প্রাণরাসায়নিক কার‌্যাবলি
iii. শ্রেণিবিন্যাস ও রীতিনীতি

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. Biology শব্দটি এসেছে-
i. Bios থেকে
ii. Logos থেকে
iii. বাস্তুবিদ্যা থেকে

নিচের কোনটি সঠিক? (জ্ঞান)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণের জন্য আমাদের জানতে হবে-
i. বাস্তুবিদ্যা
ii. বনবিজ্ঞান ও বন্যপ্রাণিবিদ্যা
iii. পরিবেশবিজ্ঞান

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদ পড় এবং ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
Biology শব্দটি bios এবং logos এর সমন্বয়ে গঠিত।

৬৪. উক্ত শব্দের দ্বিতীয় অংশের অর্থ কী? (প্রয়োগ)
[ক] জীবন
✅ জ্ঞান
[গ] প্রাণী
[ঘ] উদ্ভিদ

৬৫. উক্ত শব্দটি-
i. ল্যাটিন শব্দের পরিভাষা
ii. প্রকৃতিবিজ্ঞানের প্রাচীনতম শাখা
iii. প্রধানত তিনটি শাখায় বিভক্ত

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

জীবের শ্রেণিবিন্যাস ও শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৬. শ্রেণিবিন্যাসবিদ্যার অপর নাম কী? (জ্ঞান)
[ক] Classification
[খ] Catagorization
✅ Taxonomy
[ঘ] Organization

৬৭. প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস কোন দেশের অধিবাসী? (জ্ঞান)
[ক] ইংল্যান্ড
[খ] আমেরিকা
[গ] অস্ট্রেলিয়া
✅ সুইডেন

৬৮. নিচের কোনটি ‘ট্যাক্সোনমি’-এর আলোচ্য বিষয়? (অনুধাবন)
[ক] জীবের অঙ্গসংস্থানিক গঠন
✅ জীবের শ্রেণিবিন্যাস
[গ] টিস্যুসমূহের গঠন
[ঘ] জীবদেহে হরমোনের কার্যকারিতা

৬৯. আজ পর্যন্ত প্রায় কত প্রাণী প্রজাতির নামকরণ করা সম্ভব হয়েছে? (জ্ঞান)
[ক] চার লক্ষ
✅ তের লক্ষ
[গ] বিশ লক্ষ
[ঘ] পঁচিশ লক্ষ

৭০. আজ পর্যন্ত প্রায় কত উদ্ভিদ প্রজাতির নামকরণ করা সম্ভব হয়েছে? (জ্ঞান)
✅ চার লক্ষ
[খ] আট লক্ষ
[গ] তের লক্ষ
[ঘ] পনের লক্ষ

৭১. সর্বপ্রথম জীবের পূর্ণ নামকরণের ভিত্তি কে প্রবর্তন করেন? (জ্ঞান)
[ক] অ্যারিস্টটল
[খ] সালিম আলী
[গ] থিওফ্রাস্টাস
✅ লিনিয়াস

৭২. জীবের শ্রেণিবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস-এর জীবনকাল কত? (জ্ঞান)
[ক] ৩৮৪-৩২২
[খ] ১৫২৬-১৭০১
✅ ১৭০৭-১৭৭৮
[ঘ] ১৭৯১-১৮৬৮

৭৩. প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস কোন বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক ছিলেন? (জ্ঞান)
✅ আপসালা
[খ] মালন্দা
[গ] অক্সফোর্ড
[ঘ] ক্যামব্রিজ

৭৪. শ্রেণিবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস কত সালে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন? (জ্ঞান)
[ক] ১৭০৭
✅ ১৭৩৫
[গ] ১৭৭৮
[ঘ] ১৮০১

৭৫. লিনিয়াস জীবজগৎকে কতটি ভাগে ভাগ করেন? (জ্ঞান)
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৭৬. ট্যাক্সোনমির জনক কে? (জ্ঞান)
[ক] হুকার
✅ লিনিয়াস
[গ] অ্যারিস্টটল
[ঘ] হুইটটেকার

৭৭. উদ্ভিদবিজ্ঞানের কোন শাখায় শ্রেণিবিন্যাস নিয়ে আলোচনা করা হয়? (জ্ঞান)
✅ ট্যাক্সোনমি
[খ] মরফোলজি
[গ] জীবভ‚গোল
[ঘ] হিস্টোলজি

৭৮. কোনটির দেহে কোষের ক্রোমোসোম হ্যাপ্লয়েড? (উচ্চতর দক্ষতা)
[ক] ফার্ণবর্গীয় উদ্ভিদ
[খ] নগ্নবীজী উদ্ভিদ
✅ ফানজাই
[ঘ] অ্যানিমেলিয়া

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৯. ক্যারোলাস লিনিয়াস-
i. সুইডিশ প্রকৃতিবিদ
ii. সর্বপ্রথম জীবের নামকরণের ভিত্তি প্রবর্তন করেন
iii. তিনি অসংখ্য জীব নমুনার বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেন

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. শ্রেণিবিন্যাসের লক্ষ্য-
i. জীবজগৎকে সহজ এবং সঠিকভাবে জানা
ii. অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে জীব সম্বন্ধে জানা
iii. উদ্ভিদ এবং প্রাণিজগৎ আলাদা করা

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য-
i. প্রতিটি দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ
ii. উদ্ভিদজগতের বিভিন্নতার প্রতি আলোকপাত
iii. শ্রেণিবিন্যাসের প্রতিটি এককের নাম প্রদানের ব্যবস্থা করা

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদ পড় এবং ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও :
জীববিজ্ঞানের একটি নির্দিষ্ট শাখার সাহায্যে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী অল্প পরিশ্রমে ও অল্প সময়ে জানা যায়।

৮২. জীববিজ্ঞানের উক্ত শাখার প্রবর্তক কে? (প্রয়োগ)
[ক] মেন্ডেল
[খ] ডারউইন
✅ লিনিয়াস
[ঘ] অ্যারিস্টটল

৮৩. উক্ত শাখার উদ্দেশ্য-
i. প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা
ii. প্রতিটি জীবকে শনাক্ত করে নামকরণের ব্যবস্থা করা
iii. জীববিজ্ঞান নির্ভর তথ্য প্রদান করা

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

জীবজগৎ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৪. অ্যানিমেলিয়া রাজ্যের জীবদেহে নিচের কোনটি উপস্থিত? (অনুধাবন)
[ক] জড় কোষপ্রাচীর
[খ] প্লাস্টিড
✅ মাইটোকন্ড্রিয়া
[ঘ] বড় কোষগহŸর

৮৫. নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব? (জ্ঞান)
✅ মনেরা
[খ] প্রোটিস্টা
[গ] ফানজাই
[ঘ] প্লান্টি

৮৬. ফানজাই এর দেহকে কী বলে? (জ্ঞান)
[ক] সূত্র
✅ মাইসেলিয়াম
[গ] কালোনি
[ঘ] হাইফা

৮৭. মাশরুমের কোষে নিচের কোনটি অনুপস্থিত? (অনুধাবন)
[ক] নিউক্লিয়াস
✅ ক্লোরোপ্লাস্ট
[গ] মাইটোকন্ড্রিয়া
[ঘ] রাইবোজোম

৮৮. অ্যানিমোলিয়া রাজ্যের জীবদেহে নিচের কোনটি উপস্থিত? (অনুধাবন)
[ক] প্লাস্টিড
✅ মাইটোকন্ড্রিয়া
[গ] জড় কোষপ্রাচীর
[ঘ] বড় কোষগহবর

৮৯. মারগুলিস সমস্ত জীবজগৎকে কয়টি সুপার কিংডমে ভাগ করেন? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৯০. কোন রাজ্যের জীবদেহে মাইসেলিয়াম দেখা যায়? (জ্ঞান)
[ক] মনেরা
[খ] প্রোটিস্টা
✅ ফানজাই
[ঘ] প্ল্যান্টি

৯১. আদিকোষে পাওয়া যায় কোনটি? (অনুধাবন)
[ক] মাইটোকন্ড্রিয়া
[খ] প্লাস্টিড
[গ] রেটিকুলাম
✅ রাইবোজোম

৯২. Whittaker এর শ্রেণিবিন্যাসের বিস্তারিত রূপ কে দিয়েছেন? (জ্ঞান)
[ক] লিনিয়াস
[খ] হুকার
✅ মারগুলিস
[ঘ] হাচিনসন

৯৩. হুইটটেকার কত সালে জীবজগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? (জ্ঞান)
[ক] ১৯৫৪
[খ] ১৯৬০
✅ ১৯৬৯
[ঘ] ১৯৭৫

৯৪. মারগুলিস কত সালে হুইটটেকারের শ্রেণিবিন্যাসকে বিস্তারিত রূপ দেন? (জ্ঞান)
[ক] ১৯৬১
[খ] ১৯৬৯
✅ ১৯৭৪
[ঘ] ১৯৭৫

৯৫. বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত জীবজগৎকে কয়টি রাজ্যে শ্রেণিবিন্যাস করা হতো? (জ্ঞান)
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৯৬. কে প্রথম জীবজগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? (জ্ঞান)
[ক] মারগুলিস
✅ হুইটটেকার
[গ] লিনিয়াস
[ঘ] কেভলিয়রে

৯৭. হুইটটেকারের প্রস্তাবিত পাঁচ রাজ্যকে কে দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন? (জ্ঞান)
[ক] কেভলিয়ার
[খ] স্মিথ
✅ মারগুলিস
[ঘ] লিনিয়াস

৯৮. একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে কী গঠন করে? (জ্ঞান)
[ক] ডিএনএ
[খ] আরএনএ
[গ] টিস্যু
✅ ফিলামেন্ট

৯৯. প্রোক্যারিওটা’র আওতাভুক্ত রাজ্য কোনটি? (অনুধাবন)
[ক] প্রোটিস্টা
[খ] প্লানটি
[গ] অ্যানিমেলিয়া
✅ মনেরা

১০০. কোষে ক্রোমাটিন বস্তু আছে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত কোনটির? (অনুধাবন)
✅ ব্যাকটেরিয়া
[খ] অ্যামিবা
[গ] প্যারামেসিয়াম
[ঘ] ইস্ট

১০১. কোনটির কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও এন্ডোপ্লাজমিক জালিকা অনুপস্থিত কিন্তু রাইবোসোম উপস্থিতি? (অনুধাবন)
[ক] প্যারামেসিয়াম
✅ Nostoc
[গ] Penicillium
[ঘ] মাশরুম
Share:

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর মডেল টেস্ট-১ pdf download

মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিউট, ঢাকা 
মডেল টেস্ট পরীক্ষা 
ইসলাম ও নৈতিক শিক্ষা 
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর 
বিষয় কোড: ১১১ 

সময়: ৩০ মিনিট                        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম
দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

৯ম-১০ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা গাইড
SSC Islam and Moral Studies
MCQ
Question and Answer pdf download

১. ইসলামের বিশ্বাসগত দিকের নাম কী?
ক. ইমান
খ. এহসান
গ. আকাইদ
ঘ. তাওহিদ
উত্তরঃ গ. আকাইদ

২. ‘সিলমুন’ শব্দের আরবি অর্থ কী?
ক. আনুগত্য
খ. শান্তি
গ. রহমত
ঘ. বরকত
উত্তরঃ খ. শান্তি

৩. কুফর নানা সমাজে কিসের প্রসার ঘটায়?
ক. নৈতিকতার
খ. কৃতজ্ঞতার
গ. অনৈতিকতার
ঘ. অশিক্ষার
উত্তরঃ গ. অনৈতিকতার

৪. “নিশ্চই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না।”- এটি কোন সূরার আয়াত?
ক. সূরা আন-নিসা
খ. সূরা শুরা
গ. সূরা বাকারা
ঘ. সূরা লুকমান
উত্তরঃ ক. সূরা আন-নিসা

৫. নিফাক ধ্বংস করে মানুষের-
i. চরিত্র
ii. নৈতিকতা
iii. শক্তি-সামর্থ্য

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

৬. হযরত আদম (আ)-এর ওপর কয়খানা সহিফা নাযিল হয়েছেন?
ক. ১০
খ. ২০
গ. ৩০
ঘ. ৪০
উত্তরঃ ক. ১০

৭. ওহি লেখক সাহাবিদের সংখ্যা কত ছিল?
ক. ২৮
খ. ৪২
গ. ৪৭
ঘ. ৮৬
উত্তরঃ খ. ৪২

* উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
মি. রবার্ট মানুষের জীবন পরিচালনার সঠিক নির্দেশনা হিসেবে ইসলামি শরিয়তকে উপযুক্ত ও সঠিক বলে মনে করেন। এ কারণে তিনি সমপ্রতি নিজ ধর্ম ত্যাগ. করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

৮. ইসলামি শরিয়ত মেনে চলার ক্ষেত্রে মি. রবার্ট সর্বপ্রথম কোনটির অনুসরণ করবে?
ক. আল-কুরআন
খ. হাদিস
গ. ইজমা
ঘ. কিয়াস
উত্তরঃ ক. আল-কুরআন

৯. এটি অনুসরণের ফলে মি. রবার্ট লাভ করবেন-
i. কল্যাণময় জীবন
ii. সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান
iii. প্রাচুর্যপূর্ণ ও সাচ্ছন্দ্যময় জীবন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

১০. মহানবি (স.) কয়টি রীতিতে কুরআন পাঠের অনুমতি দিয়েছিলেন?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ১০টি
উত্তরঃ খ. ৭টি

১১. মাক্কি সূরার বৈশিষ্ট্য কোনটি?
ক. শিরক ও কুদরের পরিচয় বর্ণনা
খ. শরিয়তের বিধানের বর্ণনা
গ. ইবাদতের রীতিনীতির বর্ণনা
ঘ. বিচার ব্যবস্থার বিষদ বর্ণনা
উত্তরঃ ক. শিরক ও কুদরের পরিচয় বর্ণনা

১২. ‘মুজতাহিদ’ অর্থ কী?
ক. গবেষক
খ. ফিকহ বিশারদ
গ. পন্ডিত
ঘ. হাদিসবেত্তা
উত্তরঃ ক. গবেষক

১৩. হযরত যায়দ বিন সাবিত (রা.) কুরআন সংকলনের ক্ষেত্রে কয়টি পন্থা অবলম্বন করতেন?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ গ. ৪টি

১৪. ‘ফরয’ এরূপ অবশ্য পালনীয় বিধান যে, এটি-
i. অস্বীকারকারী কাফির
ii. বর্জনকারী চরম পাপী
iii. অকাট্য দলিল দ্বারা প্রমাণিত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

১৫. সাওম পালনের প্রতি পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি। এটি সাওমের কোন গুরুত্বকে তুলে ধরে?
ক. নৈতিক
খ. ধর্মীয়
গ. সামাজিক
ঘ. অর্থনৈতিক
উত্তরঃ গ. সামাজিক

১৬. হযরত উমর (রা.) ভৃত্যের সাথে কোথায় সফর করেছিলেন?
ক. মক্কায়
খ. মদিনায়
গ. সিরিয়ায়
ঘ. জেরুজালেমে
উত্তরঃ ঘ. জেরুজালেমে

* উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব বারেক অনেকগুলো শিল্প কারখানার মালিক। কিন্তু তিনি কর্তব্যরত শ্রমিকদের প্রতি মাসে যথা সময়ে বেতন পরিশোধ করতে বিলম্ব করেন।

১৭. জনাব বারেক সাহেবের কাজে কার বাণীর অনুসরণ লঙ্ঘিত হয়েছে?
ক. আল্লাহর
খ. রাসুল (স.)-এর
গ. আবু বকর (রা.)
ঘ. আলি (রা.)
উত্তরঃ খ. রাসুল (স.)-এর

১৮. জনাব বারেক সাহেবের কাজের ফলে সৃষ্টি হয়-
i. উৎপাদনে গতিশীলতা
ii. শ্রমিক অসন্তোষ
iii. সামাজিক বিশৃঙ্খলা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও iii

১৯. ওয়াদকে আরবি ভাষায় কী বলা হয়?
ক. আদল
খ. আল-আহদু
গ. সাদিকুন
ঘ. তাকওয়া
উত্তরঃ খ. আল-আহদু

২০. যিনি খিয়ানত করে তাকে কী বলা হয়?
ক. খায়িন
খ. কাফির
গ. আমিন
ঘ. সিদ্দিক
উত্তরঃ ক. খায়িন

২১. বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের মধ্যকার সমপ্রীতি ও ভালো কথাকে কী বলে?
ক. ভ্রাতৃত্ববোধ
খ. সামপ্রদায়িক সমপ্রীতি
গ. বিশ্বভ্রাতৃত্ব
ঘ. মানবসেবা
উত্তরঃ খ. সামপ্রদায়িক সমপ্রীতি

২২. গিবত কিসের চেয়ে মারাত্মক?
ক. ব্যভিচারের
খ. হত্যার
গ. চুরি করার
ঘ. ঝগড়া
উত্তরঃ ক. ব্যভিচারের

২৩. হত্যার চেয়েও জঘন্য কোনটি?
ক. হিংসা
খ. ফিতনা
গ. প্রতারণা
ঘ. সুদ ও ঘুষ
উত্তরঃ খ. ফিতনা

২৪. সুদ ও ঘুষ সমাজে-
i. নৈতিক অবক্ষয় সৃষ্টি করে
ii. পাপাচারের প্রসার ঘটায়
iii. ভারসাম্য বিনষ্ট করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

২৫. ‘আল-কানুন ফিত-তিব্ব’ গ্রন্থটির প্রণেতা কে?
ক. আল বিরুনি
খ. ইবনে সিনা
গ. আলা রাযি
ঘ. ইবনে রুশদ
উত্তরঃ খ. ইবনে সিনা

২৬. আদর্শ বলতে বোঝায়?
i. অনুসরণীর চালচালন
ii. গ্রহণযোগ্য রীতিনীতি
iii. উদার গুণাবলি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

২৭. মা হালিমার গোত্রের নাম কী?
ক. বনু করাইমা
খ. বনু হাশিম
গ. বনু সাদ
ঘ. বনু সুযায়েল
উত্তরঃ গ. বনু সাদ

২৮. মদিনা সনদে মোট কতটি ধারা ছিল?
ক. ১৭
খ. ২৭
গ. ৩৭
ঘ. ৪৭
উত্তরঃ ঘ. ৪৭

২৯. ‘ফারুক’ শব্দের অর্থ কী?
ক. কুরআন তেলাওয়াতকারী
খ. সত্যবাদী
গ. বিশ্বাসী
ঘ. সত্য-মিথ্যার পার্থক্যকারী
উত্তরঃ ঘ. সত্য-মিথ্যার পার্থক্যকারী

৩০. ‘কিতাবুল মানাযির’ গ্রন্থখানি কোন বিষয়ের উপর রচিত-
ক. দৃষ্টি বিজ্ঞান
খ. চিকিৎসা বিজ্ঞান
গ. রসায়ন
ঘ. গণিত
উত্তরঃ ক. দৃষ্টি বিজ্ঞান

এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। নবম-দশম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা বহু নির্বাচনি প্রশ্ন উত্তর। SSC Islam Shikkha MCQ Question Answer.
৯ম-১০ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা গাইড
SSC Islam and Moral Studies
MCQ
Question and Answer pdf download

Share:

SSC অর্থনীতি বহুনির্বাচনি (mcq) প্রশ্নের উত্তর-১ pdf download

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ 
মডেল টেস্ট পরীক্ষা 
বিষয়: অর্থনীতি 
বহু নির্বাচনি প্রশ্ন-উত্তর 
বিষয় কোড: ১৪১

সময়: ৩০ মিনিট                        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম
দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

৯ম-১০ম শ্রেণির অর্থনীতি গাইড
SSC Economics
MCQ
Question and Answer pdf download

১. Wealth of Nations গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৭০০ সালে
খ. ১৭৭৫ সালে
গ. ১৭৭৬ সালে
ঘ. ১৮০০ সালে
উত্তরঃ খ. ১৭৭৫ সালে

২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রথম প্রচলন হয় কোথায়?
ক. আমেরিকায়
খ. ইউরোপে
গ. চীনে
ঘ. অস্ট্রেলিয়ায়
উত্তরঃ ক. আমেরিকায়

৩. অর্থনৈতিক. সমস্যার ক্ষেত্রে তুমি যেটিকে সমর্থন করবে-
i. দুষ্প্রাপ্যতা
ii. চাহিদা
iii. অসীম অভাব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

৪. ‘বাইন’ কোন বনভূমির বৃক্ষ?
ক. সুন্দরবন
খ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম
গ. সিলেটের
ঘ. বরেন্দ্র
উত্তরঃ ক. সুন্দরবন

৫. অপর্যাপ্ত দ্রব্য হচ্ছে-
i. প্রাকৃতিক, গ্যাস
ii. ভূমি
iii. নদীর পানি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

৬. বাসনপত্র, সেনিটারি দ্রব্য তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. সিলিকা বালু
খ. চুনাপাথর
গ. গন্ধক
ঘ. চীনামাটি
উত্তরঃ ঘ. চীনামাটি

৭. যে ব্যক্তি ভোগ করে সে কী?
ক. ক্রেতা
খ. বিক্রেতা
গ. ভোক্তা
ঘ. উৎপাদক
উত্তরঃ ক. ক্রেতা

* উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
মনে কর, তুমি আম কিনে খেলে। তোমার আমের উপযোগ সূচি নিচে দেওয়া হলো- 
দ্রব্যের একক ১ ,২ ,৩
মোট উপযোগ (টাকায়) ১৫,২০,২৩
প্রান্তিক উপযোগ (টাকায়) ১৫,৫,?

৮. তৃতীয় আমের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত?
ক. ১৫ টাকা
খ. ২০ টাকা
গ. ৩ টাকা
ঘ. ২ টাকা
উত্তরঃ খ. ২০ টাকা

৯. উক্ত আচরণে-
i. স্বাভাবিক. অবস্থা প্রকাশ পেয়েছে
ii. আমের প্রতি আকর্ষণ অপরিবর্তিত রয়েছে
iii. প্রান্তিক. উপযোগ. ক্রমান্বয়ে কমেছে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

১০. কী অনুসারে ব্যবসায়ের ভার আদর্শ করা হয়?
ক. মূলধন
খ. কর্তৃত্ব
গ. ক্ষমতা
ঘ. দক্ষতা
উত্তরঃ খ. কর্তৃত্ব

১১. 'Mobility' শব্দের অর্থ কী?
ক. নির্ধারক
খ. মূলধন
গ. সচলতা
ঘ. প্রযুক্তি
উত্তরঃ গ. সচলতা

১২. দুটি ভিন্নমুখী প্রবাহ থাকলে সংগঠন কী হয়?
ক. সফল হয়
খ. আন্তর্জাতিক মানের হয়
গ. দ্বন্দ্ব সংঘাত হয়
ঘ. ক্ষতির সম্মুখীন হয়
উত্তরঃ গ. দ্বন্দ্ব সংঘাত হয়

১৩. অর্থনীতিতে বাজারের ধারণা কোনটি?
ক. স্থান
খ. পণ্য
গ. মেলা
ঘ. প্রক্রিয়া
উত্তরঃ গ. মেলা

১৪. পূর্ণ প্রতিযোগিতামূলক. বাজারে প্রভাব বিস্তার করে না-
i. উৎপাদন 
ii. কর 
iii. ভর্তুকি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii

১৫. ঢাকা শহরের কোনটি একচেটিয়া বাজারের পণ্য?
ক. পানি
খ. ওষুধ 
গ. বই
ঘ. জুতা
উত্তরঃ গ. বই

১৬. নিট জাতীয় আয় নির্ণয় করতে গেলে কোন সূত্রটি ব্যবহার করা হয়?
ক. NNI = GDP + CCA
খ. NNI = GNI - CCA
গ. NNI = GNP - GDP
ঘ. NNI = GDP - (X - M)
উত্তরঃ NNI = GDP + CCA

* উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
ফজর আলী তার ২ একর জমিতে সনাতন পদ্ধতিতে চাষ করে ৬০ মণ ধান পায়, পরের বছর একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে আধুনিক পদ্ধতিতে ধান চাষ করে ৮০ মণ ধান উৎপাদন করে।

১৭. উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ফজর আলী নিচের কোনটির সাহায্য নেয়?
ক. ভূমির
খ. শ্রমের
গ. মূলধনের
ঘ. প্রযুক্তির
উত্তরঃ ঘ. প্রযুক্তির

১৮. ফরজ আলীর উৎপাদন বৃদ্ধি অর্থনীতিতে ভূমিকা রাখে-
i. GDP বৃদ্ধি করে
ii. রেমিটেন্স জাতীয়
iii. GNP বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii

১৯. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক. কোনটি?
ক. উত্তরা ব্যাংক
খ. পূবালী ব্যাংক
গ. এবি ব্যাংক
ঘ. জনতা ব্যাংক
উত্তরঃ খ. পূবালী ব্যাংক

২০. বাংলাদেশে অসীম বিহিত অর্থ কোনটি?
i. ৫ টাকা
ii. ১০ টাকা
iii. ২০ টাকা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

২১. ‘সরকারের একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অংশীদার কোন ব্যাংক?
ক. সমবায় ব্যাংক
খ. গ্রামীণ ব্যাংক
গ. কৃষি ব্যাংক
ঘ. উন্নয়ন ব্যাংক
উত্তরঃ খ. গ্রামীণ ব্যাংক

২২. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.৩৭%
খ. ১.৩৪%
গ. ১.৮৩%
ঘ. ১.৮৯%
উত্তরঃ ক. ১.৩৭%

২৩. উত্তরবঙ্গের কোন জেলায় একটি ইপিজেড আছে?
ক. বগুড়া
খ. রংপুর
গ. নীলফামারী
ঘ. দিনাজপুর
উত্তরঃ গ. নীলফামারী

২৪. রূপকল্প ২০২১-এর উদ্দেশ্যগুলো-
i. উচ্চতর প্রবৃদ্ধি অর্জন
ii. দারিদ্র্য বিমোচন
iii. বাংলাদেশকে উচ্চ আয়ের দেশে পরিণত করা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

২৫. স্বনির্ভর বাংলাদেশ কত সালে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ শুরু করে?
ক. ১৯৭২
খ. ১৯৭৪
গ. ১৯৮০
ঘ. ১৯৮৫
উত্তরঃ খ. ১৯৭৪

২৬. মানবসম্পদ উন্নয়নে কোনটি জরুরি?
ক. অর্থ
খ. প্রশিক্ষণ
গ. শ্রমিক
ঘ. শিক্ষা
উত্তরঃ খ. প্রশিক্ষণ

২৭. কোনটি বেকারত্ব নিরসনের কৃষিভিত্তিক কাজ?
ক. রাস্তাঘাট নির্মাণ
খ. পুকুর সংস্কার
গ. বনসৃজন
ঘ. খাল সংস্কার
উত্তরঃ গ. বনসৃজন

২৮. বাংলাদেশে কত সালে ঠঅঞ চালু হয়?
ক. ১৯৮১
খ. ১৯৯১ 
গ. ১৯৯৫
ঘ. ২০০১
উত্তরঃ ক. ১৯৮১

২৯. Supplementary Duties এর অর্থ কীী?
ক. আবগারি শুল্ক
খ. আমদানি শুল্ক
গ. মূল্য সংযোজন কর
ঘ. সম্পূরক শুল্ক
উত্তরঃ ঘ. সম্পূরক শুল্ক

৩০. উদ্বৃত্ত বাজেটে মোট আয় ও ব্যয়ের পার্থক্য কীরূপ?
ক. ধনাত্মক
খ. ঋণাত্মক
গ. অসীম
ঘ. শূন্য
উত্তরঃ গ. অসীম

এসএসসি অর্থনীতি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। একাদশ-দ্বাদশ শ্রেণি অর্থনীতি বহু নির্বাচনি প্রশ্ন উত্তর। SSC Economics MCQ Question Answer. SSC Economic.
৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
অর্থনীতি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
Class 9-10 Economics MCQ Guide. SSC Economics MCQ Question-Answer.
MCQ
Question and Answer pdf download

Share: