বাংলা ২য় পত্র বহুনির্বাচনি (mcq) বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান pdf download

বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

সময়ঃ ৩০ মিনিট                  পূর্ণমানঃ ৫০
[দ্রষ্টব্য: উত্তরদাতা প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বব কাটা যাবে]

Bangla 2nd Paper
MCQ
Board Question with Answer pdf download
১. কোন বানানটি শুদ্ধ?
[ক] সমিচিন
[খ] সমীচীন
[গ] সমীচিন
[ঘ] সমিচীন
উত্তর: [খ] সমীচীন

২. ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়?
[ক] ধ্বনিতত্ত্ব
[খ] অর্থতত্ত্ব
[গ] বাক্যতত্ত্ব
[ঘ] রূপতত্ত্ব
 উত্তর: [ঘ] রূপতত্ত্ব

৩. ‘দুষ্কৃতি’ এর বিপরীতার্থক শব্দ কি?
[ক] সৎ
[খ] ধার্মিক
[গ] সদয়
[ঘ] সুকৃতি
উত্তর: [ঘ] সুকৃতি

৪.  নিচের কোনটি জহির রায়হানের রচনা?
[ক] সংশপ্তক
[খ] বিধ্বস্ত নীলিমা
[গ] খোয়াবনামা
[ঘ] আরেক ফাল্গুন
 উত্তর: [ঘ] আরেক ফাল্গুন

৫. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ কোন কবির বাণী?
[ক] চন্ডীদাস
[খ] কাজী নজরুল ইসলাম
[গ] জীবনানন্দ দাস
[ঘ] মাইকেল মধুসুদন দত্ত
উত্তর: [ক] চন্ডীদাস

৬. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ এই প্রার্থনাটি করেছে-
[ক] ভাঁড় দত্ত
[খ] চাঁদ সওদাগর
[গ] ঈশ্বরী পাটনী
[ঘ] নলকুবের 
উত্তর: [গ] ঈশ্বরী পাটনী

৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি?
[ক] বনফুল
[খ] বলাকা
[গ] মানসী
[ঘ] সোনার তরী 
উত্তর: [ক] বনফুল

৮. মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য কোনটি?
[ক] পলাশী ব্যারাক ও অন্যান্য
[খ] স্বাধীনতা আমার স্বাধীনতা 
[গ] পায়ের আওয়াজ পাওয়া যায়
[ঘ] জন্ডিস ও বিবিধ বেলুন 
উত্তর: [গ] পায়ের আওয়াজ পাওয়া যায়

৯. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
[ক] আগুন
[খ] আরমারিও
[গ] পিচাশ
[ঘ] ইচ্ছে 
উত্তর: [গ] পিচাশ

১০. স্বভাবতই মূর্ধন্য ষ হয়- এমন উদাহরণ কোনটি?
[ক] কৃষক
[খ] বর্ষা
[গ] ঔষধ
[ঘ] কাষ্ট
উত্তর: [গ] ঔষধ

১১. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্য লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?
[ক] হাইফেন
[খ] সেমিকোলন
[গ] ড্যাশ
[ঘ] কমা
উত্তর: [খ] সেমিকোলন

১২. ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা’-এটি কোন শ্রেণীর বাক্য?
[ক] সরল বাক্য
[খ] জটিল বাক্য
[গ] যৌগিক বাক্য
[ঘ] ব্যাসবাক্য
 উত্তর: [ক] সরল বাক্য

১৩. ‘ঐহিক’ এর বিপরীত শব্দ কোনটি?
[ক] অনৈহিক
[খ] পারত্রিক
[গ] ঐচ্ছিক
[ঘ] নৈহিক
উত্তর: [খ] পারত্রিক

১৪. গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ:
[ক] গৈ + য়ক
[খ] গৈ + অক
[গ] গা + অক
[ঘ] গ: + আক
উত্তর: [খ] গৈ + অক

১৫. ‘নিরাব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-
[ক] তীরে পৌঁছার ঝক্কি
[খ] সঞ্চয়ের প্রবৃত্তি
[গ] মুমূর্ষু অবস্থা
[ঘ] আসন্ন বিপদ
উত্তর: [খ] সঞ্চয়ের প্রবৃত্তি

১৬. ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?
[ক] কর্তৃবাচ্য
[খ] কর্মবাচ্য
[গ] ভাব বাচ্য
[ঘ] ক্রিয়া বাচ্য
উত্তর: [গ] ভাব বাচ্য

১৭. মুসলমান কবিদের মধ্যে সবেচেয়ে প্রাচীন কে?
[ক] শাহ মুহম্মদ সগীর
[খ] দৌলত উজির বাহরাম খাঁ
গ] কোরেশী মাগন ঠাকুর
[ঘ] মুহম্মদ উজির আলী
উত্তর: [ক] শাহ মুহম্মদ সগীর

১৮. জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
[ক] বিমুখ প্রান্তর
[খ] মহাপৃথিবী
[গ] কালের কলস
[ঘ] বৈরি বৃষ্টিতে
উত্তর: [খ] মহাপৃথিবী

১৯. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
[ক] নীরদ
[খ] উদধি
[গ] মার্তন্ড
[ঘ] অবনী
উত্তর: [খ] উদধি

২০. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ এখানে নিশীথ কোন পদ?
[ক] ক্রিয়া বিশেষণ
[খ] বিশেষণ
[গ] বিশেষ্যের বিশেষণ
[ঘ] ক্রিয়া
উত্তর: [গ] বিশেষ্যের বিশেষণ

২১. ‘হর্ষ’ শব্দটির অর্থ কী?
[ক] হলুদ
[খ] আনন্দ
[গ] চালাক
ঘ] বোকা
উত্তর: [খ] আনন্দ

২২. ‘হাত-ভারি’বাগধারাটির অর্থ কী?
[ক] দাতা
[খ] দরিদ্র
[গ] বেহিসাবি
[ঘ] কৃপণ
উত্তর: [ঘ] কৃপণ

২৩. কোন বানানটি শুদ্ধ?
[ক] মুমূর্ষু
[খ] মূমুর্ষু
[গ] মূমুর্ষ
ঘ] মুমূর্ষ
উত্তর: [ক] মুমূর্ষু

২৪. বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘কান কাটা’।
[ক] ধার্মিক
[খ] বেহায়া
[গ] ভন্ড সাধু
[ঘ] পক্ষপাতদুষ্ট  
উত্তর: [খ] বেহায়া

২৫. ‘হিমাংশু’ শব্দটির অর্থ কী?
[ক] নির্মল বাতাস
[খ] সূর্য
[গ] চাঁদ
[ঘ] আকাশ
উত্তর: [গ] চাঁদ

২৬. ‘পদ্মগোখরা’ গল্পটির রচয়িতা কে?
[ক] কাজী নজরুল ইসলাম
[খ] রোকেয়া সাখাওয়াত হোসেন
[গ] মীর মশাররফ হোসেন
[ঘ] ইসমাইল হোসেন সিরাজী 
উত্তর: [ক] কাজী নজরুল ইসলাম

২৭. এক কথায় প্রকাশ করুন: ‘যা বলা হয়নি’-
[ক] অনুক্ত
[খ] অব্যক্ত
[গ] অকথ্য
[ঘ] অউক্ত
উত্তর: [ক] অনুক্ত

২৮. ‘কুন্তল’ শব্দটির অর্থ কী?
[ক] কপাল
[খ] হাত
[গ] ঘর
[ঘ] চুল
উত্তর: [ঘ] চুল

২৯. ‘অর্বাচীন’ শব্দটির অর্থ কী?
[ক] মূর্খ
[খ] অতিথি
[গ] অনিয়মিত
[ঘ] কবি  
উত্তর: [ক] মূর্খ

৩০. এক কথায় প্রকাশ করুনঃ ‘যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না’।
[ক] দুর্গম
[খ] দুস্তর
[গ] দুর্জয়
[ঘ] দুর্লভ
উত্তর: [খ] দুস্তর

৩১. ধর্মের ষাঁড়’-বাগধারাটির অর্থ কী?
[ক] সুসময়ের বন্ধু
[খ] স্বার্থপর
[গ] বেহায়া
[ঘ] অকর্মন্য  
উত্তর: [খ] স্বার্থপর

৩২. কোনটি বহুব্রীহি সমাস?
[ক] দশানন
[খ] সুপুরুষ
[গ] সাদাকালো
[ঘ] চৌরাস্তা  
উত্তর: [ক] দশানন

৩৩. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
[ক] ক + ষ = ক্ষ
[খ] ট + ট = ট্র
[গ] হ + ক্ষ - ²
[ঘ] ষ + ঞ = ষ্ণ 
উত্তর: [ক] ক + ষ = ক্ষ

৩৪. ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে?
[ক] হাসান আজিজুল হক
[খ] আহসান হাবীব
[গ] আবুল হোসেন
[ঘ] মোহাম্মদ সুলতান 
উত্তর: [ক] হাসান আজিজুল হক

৩৫. ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’- গ্রন্থটির লেখক কে?
[ক] সুফিয়া কামাল
[খ] নির্মলেন্দু গুণ
[গ] সৈয়দ শামসুল হক
[ঘ] শামসুর রাহমান
উত্তর: [ঘ] শামসুর রাহমান

৩৬. ‘সঞ্চিতা’ কাব্য সংকলনটির রচয়িতা কে?
[ক] রবীন্দ্রনাথ ঠাকুর
[খ] কাজী নজরুল ইসলাম
[গ] জীবনানন্দ দাশ
[ঘ] সত্যেন্দ্রনাথ দত্ত  
উত্তর: [খ] কাজী নজরুল ইসলাম

৩৭. সাধুরীতির শব্দ কোনটি?
[ক] গ্রহ
[খ] গিন্নী
[গ] কলেজ
[ঘ] কেতাব
উত্তর: [ঘ] কেতাব

৩৮. বাংলা সাহিত্যে প্যারডি রচনার পথিকৃৎ কে?
[ক] দ্বিজেন্দ্রলাল রায়
[খ] কৃষ্ণচন্দ্র মজুমদার
[গ] রজনীকান্ড সেন
[ঘ] গোবিন্দ চন্দ্র দাস  
উত্তর: [ক] দ্বিজেন্দ্রলাল রায়

৩৯. বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ আছে?
[ক] আকবরনামা
[খ] আকবর-ই-তুযুক
[গ] আইন-ই-আকবরী
[ঘ] তুযুক-ই-আকবরী  
উত্তর: [গ] আইন-ই-আকবরী

৪০. ‘inspection’ শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে-
[ক] পর্যালোচনা
[খ] পরিবীক্ষণ
[গ] পরিদর্শন
[ঘ] পর্যবেক্ষণ 
উত্তর: [খ] পরিবীক্ষণ

৪১. ‘স্বাগত’ শব্দটির শুদ্ধ সন্ধি-গঠন কোনটি?
[ক] স্বা+আগত
[খ] সু+আগত
[গ] স্ব+আগত
[ঘ] সা+আগত 
উত্তর: [খ] সু+আগত

৪২. ‘লাজ’ কোন ধরনের শব্দ?
[ক] বিশেষ্যের বিশেষণ
[খ] বিশেষ্য
[গ] বিশেষণ
[ঘ] ক্রিয়া বিশেষণ 
উত্তর: [খ] বিশেষ্য

৪৩. নৌকায় নদী পার হলাম’ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
[ক] করণে ৭মী
[খ] সমপ্রদানে ৪র্থী
[গ] আপাদানে ৫মী
[ঘ] অধিকরণে ৭মী 
উত্তর: [ক] করণে ৭মী

৪৪. ‘ব্যায়ামে শরীর ভালো হয়’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
[ক] কর্মকারকে ৭মী
[খ] করণ কারকে ৭মী
[গ] অপাদান কারকে ৭মী
[ঘ] অধিকরণ কারকে ৭মী 
উত্তর: [খ] করণ কারকে ৭মী

৪৫. শুদ্ধ বাক্য কোনটি?
[ক] বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের স্বীকার হন।
[খ] বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন।
[গ] বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন।
[ঘ] বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন। 
উত্তর: [গ] বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন।

৪৬. ‘তামার বিষ’ বাগধারার অর্থ কোনটি?
[ক] গভীর আঘাত
[খ] ধাতব পদার্থের আঘাত
[গ] অর্থের কুপ্রভাব
[ঘ] পুরানো ক্ষত 
উত্তর: [গ] অর্থের কুপ্রভাব

৪৭. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
[ক] শৈবধর্ম
[খ] বৌদ্ধ সহজযান
[গ] নাথধর্ম
[ঘ] কোনোটি নয়
উত্তর: [গ] নাথধর্ম

৪৮. ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
[ক] নির্ভয়
[খ] বিস্ময়
[গ] প্রত্যয়
[ঘ] দ্বিধা 
উত্তর: [গ] প্রত্যয়

৪৯. ‘একাদশে বৃহস্পতি’ বলতে কী বুঝায়?
[ক] আশার কথা
[খ] সৌভাগ্যের বিষয়
[গ] মজা পাওয়া
[ঘ] আনন্দের বিষয় 
উত্তর: [খ] সৌভাগ্যের বিষয়

৫০. কোনটি ব্যতিহার বহুব্রীহী সমাসের উদাহরণ?
[ক] সিংহাসন
[খ] ভাইবোন
[গ] কানাকানি
[ঘ] গাছপাকা
উত্তর: [গ] কানাকানি

বাংলা ২য় পত্র মডেল টেস্ট-০১ সকল পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি
Share:

SSC কাকতাড়ুয়া উপন্যাস (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-১ pdf download

নবম-দশম শ্রেণি
বাংলা সহপাঠ গাইড
উপন্যাস
কাকতাড়ুয়া
সেলিনা হোসেন

SSC Bangla 1st Paper Uponnash
Kaktarua
Selina Hossain
MCQ
Question and Answer pdf download
কাকতাড়ুয়া উপন্যাসের সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: বাংলা সহপাঠ গাইড

১. বুধার কয় ভাইবোন কলেরায় মারা যায়? [উত্তর: খ]
[ক] ৩ জন
[খ] ৪ জন
[গ] ৫ জন
[ঘ] ৬ জন

২. চঞ্চু কথার অর্থ কী? [উত্তর: গ]
[ক] পা
[খ] পাখা
[গ] ঠোঁট
[ঘ] কান

৩. হরিকাকুর সঙ্গে বুধার কোথায় দেখা হয়েছিল? [উত্তর: ক]
[ক] জামতলায়
[খ] ফসলের মাঠে
[গ] বাজারে
[ঘ] রাস্তায়

৪. শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছিল কে? [উত্তর: খ]
[ক] মতিউর
[খ] আহাদ মুন্সি
[গ] হাশেম মিয়া
[ঘ] হরিবাবু

৫. নিজের বোঝা নিজে বইব। বুধা এ বক্তব্যে ফুটে ওঠে- [উত্তর: খ]
[ক] সাহস
[খ] আত্মবিশ্বাস
[গ] স্বনির্ভরতা
[ঘ] দেশপ্রেম

৬. বিদেশি মানুষ এবং নিজেদের মানুষ সবার ওপর বুধার ঘৃণা বাড়তে থাকে কেন? [উত্তর: খ]
[ক] যুদ্ধ করার জন্য
[খ] অত্যাচার করার জন্য
[গ] বিরোধিতা করার জন্য
[ঘ] গণহত্যার জন্য

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
‘কবর’ নাটকে বর্ণিত ইন্সপেক্টর হাফিজ ভাই শহিদদের একটা গণকবরে মাটি চাপা দিতে চাইলে গোরখুঁড়েরা আপত্তি জানায়। তাদের বক্তব্য, ‘মুসলমানের লাশ দাফন নাই, কাফন নাই তার ওপর আলাদা একটা কবর পাবে না তা হতে পারে না কভি নেহি।’

৭. উদ্দীপকের গোরখুঁড়েদের সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো- [উত্তর: গ]
[ক] আহাদ মুন্সি
[খ] মতিউর
[গ] বুধা
[ঘ] কুদ্দুস

৮. এরূপ সাদৃশ্যের কারণ হলো- [উত্তর: খ]
[ক] দেশপ্রেম
[খ] প্রতিবাদী মনোভাব
[গ] সচেতনতা
[ঘ] প্রতিশোধ স্পৃহা

৯. ‘আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে’। কেন ভূতের বাড়ি হবে? [উত্তর: ঘ]
i. গণহত্যার কারণে
ii. লোকজন পালিয়ে যাওয়ায়
iii. গ্রামটি জনশূন্য হওয়ায়


নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০. যুদ্ধে শত্রুরা কখন হেরে যায়? [উত্তর: ক]
[ক] সবাই ঐক্যবদ্ধ হলে
[খ] আধুনিক অস্ত্র থাকলে
[গ] উন্নত প্রশিক্ষণ থাকলে
[ঘ] সৈন্যসংখ্যা বেশি হলে

গুরুত্বপূর্ণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
(১-৫০)
১. উপন্যাস কী? [উত্তর: গ]
[ক] গদ্যে লেখা একধরনের প্রবন্ধ
[খ] গদ্যে লেখা একধরনের নাটক
[গ] গদ্যে লেখা একধরনের গল্প
[ঘ] গদ্যে লেখা একধরনের ইতিহাস

২. উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে কত হওয়া বাঞ্ছণীয়? [উত্তর: খ]
[ক] বিশ হাজার
[খ] পঁচিশ হাজার
[গ] দশ হাজার
[ঘ] পনেরো হাজার

৩. উপন্যাসের প্রধান উপাদান কী? [উত্তর: ক]
[ক] কাহিনি
[খ] চরিত্র
[গ] দৃশ্য
[ঘ] ভাষা

৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? [উত্তর: ঘ]
[ক] ফুলমণি ও করুনার বিবরণ
[খ] আলালের ঘরের দুলাল
[গ] পথের পাঁচালি
[ঘ] দুর্গেশ নন্দিনী

৫. ‘চোখের বালি’ কার লেখা উপন্যাস? [উত্তর: ক]
[ক] রবীন্দ্রনাথ
[খ] বঙ্কিমচন্দ্র
[গ] শরৎচন্দ্র
[ঘ] তারাশঙ্কর

৬. ‘সূর্য-দীঘল বাড়ি’ কার লেখা উপন্যাস? [উত্তর: গ]
[ক] জহির রায়হান
[খ] সৈয়দ ওয়ালীউল্লাহ
[গ] আবু ইসহাক
[ঘ] শওকত ওসমান

৭. পদ্মা মেঘনা যমুনা কোন ধরনের উপন্যাস? [উত্তর: ক]
[ক] মুক্তিযুদ্ধভিত্তিক
[খ] ইতিহাসভিত্তিক
[গ] মনস্তাত্ত্বিক
[ঘ] দার্শনিক

৮. বাংলা উপন্যাসে ঈর্ষণীয় জনপ্রিয়তা অর্জন করেন কে? [উত্তর: গ]
[ক] রবীন্দ্রনাথ ঠাকুর
[খ] বঙ্কিমচন্দ্র
[গ] শরৎচন্দ্র
[ঘ] সৈয়দ ওয়ালীউল্লাহ

৯. নিচের কোনটি মনস্তাত্ত্বিক উপন্যাস? [উত্তর: ক]
[ক] খেলাঘর
[খ] লালসালু
[গ] চোখের বালি
[ঘ] গৃহদাহ

১০. উপন্যাসের দ্বিতীয় উপাদান কোনটি? [উত্তর: খ]
[ক] পরিবেশ
[খ] চরিত্র
[গ] কাহিনি
[ঘ] ভাষা

১১. সেলিনা হোসেন কত সালে জন্মগ্রহণ কারণ? [উত্তর: ক]
[ক] ১৯৪৭
[খ] ১৯৪৬
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৪১

১২. সেলিনা হোসেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন? [উত্তর: গ]
[ক] ঢাকা বিশ্ববিদ্যালয়ে
[খ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
[গ] রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
[ঘ] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

১৩. সেলিনা হোসেন কোথায় জন্মগ্রহণ করেন? [উত্তর: খ]
[ক] ঢাকায়
[খ] রাজশাহীতে
[গ] চট্টগ্রামে
[ঘ] বগুড়ায়

১৪. সেলিনা হোসেনের উপন্যাস কোনটি? [উত্তর: ক]
[ক] হাঙর নদী গ্রেনেড
[খ] চরিত্রহীন
[গ] বিষবৃক্ষ
[ঘ] পথের পাঁচালী

১৫. সেলিনা হোসেন কত সালে ডিলিট উপাধি লাভ করেন? [উত্তর: গ]
[ক] ২০০৫
[খ] ২০১২
[গ] ২০১০
[ঘ] ২০০৩

১৬. মহামারিতে গাঁয়ের কত লোক উজাড় হয়ে যায়? [উত্তর: ঘ]
[ক] এক-তৃতীয়াংশ লোক
[খ] সব লোক
[গ] এক-চতুর্থাংশ লোক
[ঘ] অর্ধেক লোক

১৭. পথ কাকে ডাকে? [উত্তর: খ]
[ক] আহাদ মুন্সিকে
[খ] বুধাকে
[গ] আলিকে
[ঘ] শাহাবুদ্দিনকে

১৮. বুধা ভাত-মাংস পেটপুরে কোথায় খেতে পায়? [উত্তর: গ]
[ক] ঈদের দিন
[খ] কুলখানিতে
[গ] বিয়ে বাড়িতে
[ঘ] চাচির বাড়িতে

১৯. বুধার মা বুধাকে কার ভরসায় রেখে গেছে? [উত্তর: গ]
[ক] চাচির ভরসায়
[খ] চাচার ভরসায়
[গ] আল্লাহর ভরসার
[ঘ] ভরসার নোলক বুয়ার

২০. কত বছর আগে বুধা মা-বাবা সবাইকে হারিয়েছে? [উত্তর: খ]
[ক] এক বছর
[খ] দুই বছর
[গ] তিন বছর
[ঘ] চার বছর

২১. ‘পালাও! তোমাদের বাঁচতে হবে তো।”- বুধা কাকে বলেছে? [উত্তর: খ]
[ক] হরিকাকুকে
[খ] হরিকাকুর বউকে
[গ] নোলক বুয়াকে
[ঘ] রানিকে

২২. পোড়া বাজারের দিকে তাকিয়ে বুধার কোন অনুভূতি হয়? [উত্তর: খ]
[ক] কাঁদতে ইচ্ছা করে
[খ] প্রতিশোধ নিতে ইচ্ছা করে
[গ] দুঃখ হয়
[ঘ] হাসি পায়

২৩. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত বাজারে আগুন লাগায় কারা? [উত্তর: খ]
[ক] রাজাকাররা
[খ] মিলিটারিরা
[গ] ডাকাতরা
[ঘ] গ্রামের লোকেরা

২৪. কে বুধাকে সইতে পারেনি? [উত্তর: ঘ]
[ক] হরিকাকু
[খ] নোলক বুয়া
[গ] মিঠু
[ঘ] বুধার চাচি

২৫. বুধার মতে কুন্তির বর কেমন হবে? [উত্তর: ঘ]
[ক] সাদা ধবধবে
[খ] শ্যামলা বর্ণ
[গ] কালো কুচকুচে
[ঘ] লাল টুকটুকে

২৬. বুধাকে মুরব্বির মতো লাগে কার চোখে? [উত্তর: ক]
[ক] বুধার চাচির
[খ] আহাদ মুন্সির
[গ] ফুলকলির
[ঘ] কুন্তির

২৭. কলেরার মহামারিতে বুধা একরাতে কতজন আপনজনকে হারায়? [উত্তর: খ]
[ক] ৫ জন
[খ] ৬ জন
[গ] ৭ জন
[ঘ] ৮ জন

২৮. বুধার চাচাতো ভাইবোন কত জন? [উত্তর: ক]
[ক] আট জন
[খ] নয় জন
[গ] সাত জন
[ঘ] ছয় জন

২৯. কখন শাহাবুদ্দিন বুধার ছবি আঁকবে? [উত্তর: খ]
[ক] বুধা মারা গেলে
[খ] দেশ স্বাধীন হলে
[গ] বুধা সুস্থ হলে
[ঘ] ছুটি পেলে

৩০. বাঙ্কারের মধ্যে বুধা কী পুঁতে রাখে? [উত্তর: গ]
[ক] গ্রেনেড
[খ] বারুদ
[গ] মাইন
[ঘ] ছুরি

SSC Bangla 1st Paper
Kaktarua
Uponnash
Srijonshil
Question-Answer

৯ম-১০ম শ্রেণির
বাংলা ১ম পত্র গাইড
কাকতাড়ুয়া
উপন্যাস


৩১. পাকিস্তানি সেনাদের কাছে বুধা তার নাম কী বলে? [উত্তর: ঘ]
[ক] বঙ্গবন্ধু
[খ] বুধা
[গ] যুদ্ধ
[ঘ] কাকতাড়ুয়া

৩২. বুধার মা কখন ভাপা পিঠা রাখত? [উত্তর: গ]
[ক] গ্রীষ্মকালে
[খ] বর্ষাকালে
[গ] শীতকালে
[ঘ] শরৎকালে

৩৩. শাহাবুদ্দিনের মতে গ্রামে কে একাই লড়াই করছে? [উত্তর: গ]
[ক] আলি
[খ] মিঠু
[গ] বুধা
[ঘ] আহাদ মুন্সি

৩৪. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত সাহাবুদ্দিন কোথায় পড়ে? [উত্তর: গ]
[ক] ঢাকা কলেজে
[খ] জগন্নাথ কলেজে
[গ] আর্ট কলেজে
[ঘ] তিতুমীর কলেজে

৩৫. স্বপ্নের আশ্চর্য দেশে বুধা কাকে পাশে দেখতে পায়? [উত্তর: গ]
[ক] কুন্তিকে
[খ] মিঠু
[গ] ফুলকলিকে
[ঘ] আলিকে

৩৬. বুধার মতে কখন ফুলকলির দুঃখ থাকবে না? [উত্তর: ঘ]
[ক] নতুন কাজ পেলে
[খ] রাজাকার কমান্ডার মরে গেলে
[গ] বুধা বড় হলে
[ঘ] দেশ স্বাধীন হলে

৩৭. আলির মতে- কী খেলে বুধার পেট ভরে? [উত্তর: ক]
[ক] রোদ
[খ] জ্যোৎস্না
[গ] বাতাস
[ঘ] বৃষ্টির পানি

৩৮. বুধার মতে লড়াই না করলে গ্রাম কিসের বাড়ি হয়ে পড়ে? [উত্তর: ঘ]
[ক] পরির বাড়ি
[খ] রাজাকারের বাড়ি
[গ] জিনের বাড়ি
[ঘ] ভূতের বাড়ি

৩৯. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত কুদ্দুস কে? [উত্তর: গ]
[ক] পাকিস্তানি সেনা
[খ] মুক্তিযোদ্ধা
[গ] রাজাকার
[ঘ] বুধার বন্ধু

৪০. বুধা ফুলকলিকে কী খেতে দিল? [উত্তর: খ]
[ক] বিস্কুট
[খ] জিলাপি
[গ] আম
[ঘ] ভাত

৪১. রাজাকারের কমান্ডারের বাড়িতে কাজ করে কে? [উত্তর: খ]
[ক] মিঠু
[খ] ফুলকলি
[গ] বুধা
[ঘ] কুন্তি

৪২. আহাদ মুন্সির বড় ছেলের নাম কী? [উত্তর: ক]
[ক] মতিউর
[খ] কুদ্দুস
[গ] মিঠু
[ঘ] আলি

৪৩. কীভাবে বুধা আলির তেলের দাম শোধ করবে? [উত্তর: ঘ]
[ক] ধান দিয়ে
[খ] ফল দিয়ে
[গ] টাকা দিয়ে
[ঘ] গায়ে খেটে

৪৪. আহাদ মুন্সির ঘর কয় চালা? [উত্তর: খ]
[ক] ছয় চালা
[খ] আট চালা
[গ] চার চালা
[ঘ] দোচালা

৪৫. কারা খায় দায় ফুর্তি করে আর মানুষ ধরে নিয়ে যায়? [উত্তর: খ]
[ক] রাজাকাররা
[খ] হানাদাররা
[গ] গ্রামের লোকজন
[ঘ] মুক্তিযোদ্ধারা

৪৬. বুধা কিসের ভঙ্গিতে নৌকায় শুয়ে পড়ে? [উত্তর: গ]
[ক] অসুস্থ হওয়ার
[খ] মৃতের
[গ] কাকতাড়ুয়ার
[ঘ] পাখির

৪৭. কে বুধাকে রোজ ভাত খেয়ে যেতে বলে? [উত্তর: গ]
[ক] চাচি
[খ] নোলক বুয়া
[গ] মিঠুর মা
[ঘ] আতাফুপু

৪৮. কুন্তি শাপলা তুলেছে কেন? [উত্তর: খ]
[ক] বিক্রির জন্য
[খ] ক্ষুধা থেকে বাঁচার জন্য
[গ] মালা বানানোর জন্য
[ঘ] গরুকে খাওয়ানোর জন্য

৪৯. বুধা কার কাছে মাটি কাটার কাজে নেওয়ার জন্য অনুরোধ করে? [উত্তর: গ]
[ক] মতিউরের
[খ] আহাদ মুন্সির
[গ] ফজু চাচার
[ঘ] মিলিটারির

৫০. বাঙ্কার তৈরির কাজে অগ্রগতি দেখে কে বুধার প্রশংসা করে? [উত্তর: ঘ]
[ক] মিলিটারি
[খ] আহাদ মুন্সি
[গ] ফজু চাচা
[ঘ] মতিউর

SSC Bangla 1st Paper
Kaktarua
Uponnash
MCQ
Question-Answer

৯ম-১০ম শ্রেণির
বাংলা ১ম পত্র গাইড
কাকতাড়ুয়া
উপন্যাস

Share:

SSC কাকতাড়ুয়া উপন্যাস (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-২ pdf download

নবম-দশম শ্রেণি
বাংলা সহপাঠ গাইড
উপন্যাস
কাকতাড়ুয়া
সেলিনা হোসেন

SSC Bangla 1st Paper Uponnash
Kaktarua
Selina Hossain
MCQ
Question and Answer pdf download
SSC Bangla 1st Paper Uponnash Kaktarua


(৫১-১০০)

৫১. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে আখড়ার গান শুনে কে গান শেখে? [উত্তর: খ]
[ক] শাহাবুদ্দিন
[খ] হরিকাকু
[গ] বুধা
[ঘ] আলি

৫২. বুধা দুঃখকে কী ভাবে? [উত্তর: ক]
[ক] হিংস্র শকুন
[খ] গোপন শত্রু
[গ] মহাবিপদ
[ঘ] শান্ত পাখি

৫৩. কার গায়ে হাত দিয়ে বুধা শিউরে ওঠে? [উত্তর: ঘ]
[ক] কুন্তির
[খ] মধুর
[গ] ফুলকলির
[ঘ] তিনুর

৫৪. মাঠের মাঝখানে কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে থাকে কে? [উত্তর: গ]
[ক] মতিউর
[খ] শাহাবুদ্দিন
[গ] বুধা
[ঘ] আলি

৫৫. ‘ওরা তো আবার আসবে’ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ‘ওরা’ কারা? [উত্তর: ঘ]
[ক] রাজাকাররা
[খ] মুক্তিযোদ্ধারা
[গ] গ্রামবাসীরা
[ঘ] মিলিটারিরা

৫৬. কারা একে-ওকে ধরে নিয়ে ক্যাম্পের সামনে বেঁধে রাখে? [উত্তর: গ]
[ক] গ্রামবাসীরা
[খ] রাজাকাররা
[গ] মিলিটারিরা
[ঘ] মুক্তিযোদ্ধারা

৫৭. বুধা বাঁশের লাঠির মাথায় শুকনা পাট জড়িয়ে কয়টা মশাল ধরায়? [উত্তর: গ]
[ক] ৫টি
[খ] ১০টি
[গ] ৪টি
[ঘ] ২টি

৫৮. বুধার নতুন নাম জয় বাংলা কে রাখে? [উত্তর: ক]
[ক] আলি
[খ] কুন্তি
[গ] শাহাবুদ্দিন
[ঘ] মিঠু

৫৯. মুক্তিবাহিনীতে যোগ দিতে যাচ্ছে কারা? [উত্তর: ঘ]
[ক] মধু ও মিঠু
[খ] মিঠু ও বুধা
[গ] আলি ও মিঠু
[ঘ] মতিউর ও কুদ্দুস

৬০. আহাদ মুন্সির বড় ছেলে কাকে কান ধরে টেনে তোলে? [উত্তর: গ]
[ক] মিঠুকে
[খ] আলিকে
[গ] বুধাকে
[ঘ] কুন্তিকে

৬১. বুধা কার দিকে তাকিয়ে ভেংচি কাটে? [উত্তর: ঘ]
[ক] মিঠুর দিকে
[খ] আহাদ মুন্সির দিকে
[গ] হরি কাকুর দিকে
[ঘ] মতিউরের দিকে

৬২. “তোকে পেলে চিবিয়ে খাব”- ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কার উক্তি? [উত্তর: ক]
[ক] মতিউর
[খ] আহাদ মুন্সি
[গ] বুধা
[ঘ] শাহাবুদ্দিন

৬৩. রাজাকার কমান্ডারের কাজের মেয়ের নাম কী? [উত্তর: গ]
[ক] কুন্তি
[খ] রানি
[গ] ফুলকলি
[ঘ] জরিনা

৬৪. বুধা ও ফুলকলি এক দৌড়ে কোথায় যায়? [উত্তর: খ]
[ক] নোলক বুয়ার বাড়িতে
[খ] আতাফুফুর বাড়িতে
[গ] হরিকাকুর বাড়িতে
[ঘ] আহাদ মুন্সির বাড়িতে

৬৫. কাকতাড়ুয়া সেজেছিস কেন?- বুধার প্রতি প্রশ্নটি কার? [উত্তর: ক]
[ক] রাজাকার কুদ্দুস
[খ] মতিউর
[গ] আহাদ মুন্সি
[ঘ] মিলিটারি

৬৬. কুদ্দুস কাকে তাড়া করে? [উত্তর: খ]
[ক] মিঠুকে
[খ] বুধাকে
[গ] আলিকে
[ঘ] শাহাবুদ্দিনকে

৬৭. বুধাকে কে ‘শুয়োরের বাচ্চা’ বলে গালি দেয়? [উত্তর: গ]
[ক] মতিউর
[খ] আহাদ মুন্সি
[গ] কুদ্দুস রাজাকার
[ঘ] মিলিটারি

৬৮. বুধা কাকে স্যালুট করে? [উত্তর: ক]
[ক] শাহাবুদ্দিনকে
[খ] মিলিটারিকে
[গ] আহাদ মুন্সিকে
[ঘ] মতিউরকে

৬৯. বুধাকে ট্যাংরা মাছের তরকারি দিয়ে ভাত দেয় কে? [উত্তর: গ]
[ক] চাচি
[খ] নোলক বুয়া
[গ] মিঠুর মা
[ঘ] আতাফুফু


কাকতাড়ুয়া
উপন্যাস


৭০. কুন্তি বুধার সাথে কোথায় যায়? [উত্তর: ঘ]
[ক] বেড়াতে
[খ] খেলতে
[গ] আম কুড়াতে
[ঘ] যুদ্ধে

৭১. মতিউর ফজু মিয়াকে বকাবকি করে কেন? [উত্তর: ক]
[ক] বুধাকে দলে নেওয়ায়
[খ] কাজে ফাঁকি দেওয়ায়
[গ] কাজে দেরিতে আসায়
[ঘ] রাজাকারদের বিরোধিতা করায়

৭২. মাইন বিস্ফোরিত হওয়ায় প্রচণ্ড শব্দের সাথে গাঁয়ে কী ছড়িয়ে পড়ে? [উত্তর: গ]
[ক] আনন্দধ্বনি
[খ] গুলির আওয়াজ
[গ] আর্তচিৎকার
[ঘ] কান্নার শব্দ

৭৩. বুধার মা-বাবা কোন রোগে মারা গেছে? [উত্তর: ক]
[ক] কলেরায়
[খ] ম্যালেরিয়ায়
[গ] হৃদরোগে
[ঘ] যক্ষায়

৭৪. বুধার মতে কাদের একদিন এ গাঁ ছেড়ে চলে যেতে হবে? [উত্তর: গ]
[ক] রাজাকারদের
[খ] গ্রামবাসীদের
[গ] মিলিটারিদের
[ঘ] আলি ও শাহাবুদ্দিনকে

৭৫. কে বুধাকে ‘ছন্নছাড়া’ বলে ডাকে? [উত্তর: খ]
[ক] হরিকাকু
[খ] নোলক বুয়া
[গ] চাচি
[ঘ] রানি

৭৬. কে বুধাকে মোয়া-মুড়কি খেতে দেয়? [উত্তর: গ]
[ক] চাচি
[খ] নোলক বুয়া
[গ] কুন্তি
[ঘ] ফুলকলি

৭৭. ‘তোমার মতো কেউ ভালো না’- কুন্তি এ কথা কাকে বলেছিল? [উত্তর: ঘ]
[ক] আলিকে
[খ] মিঠুকে
[গ] ফুলকলিকে
[ঘ] বুধাকে

৭৮. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত কার সামনে জেগে ওঠে ভয়াবহ কুটিল রাত? [উত্তর: ক]
[ক] বুধার
[খ] আলির
[গ] শাহাবুদ্দিনের
[ঘ] আহাদ মুন্সির

৭৯. কার চোখ দেখতে অপূর্ব ছিল? [উত্তর: খ]
[ক] কুন্তির
[খ] বিনুর
[গ] ফুলকলির
[ঘ] তিনুর

৮০. কে বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছে? [উত্তর: খ]
[ক] হরিকাকু
[খ] চাচি
[গ] শাহাবুদ্দিন
[ঘ] মতিউর

৮১. ধান কাটার সময় কে বুধাকে বাবা ছাড়া কথা বলে না? [উত্তর: ক]
[ক] জয়নাল চাচা
[খ] হরিকাকু
[গ] নোলক বুয়া
[ঘ] চাচি

৮২. বুধাকে কে কাকতাড়ুয়া খেলতে নিষেধ করে? [উত্তর: খ]
[ক] আহাদ মুন্সি
[খ] রানি
[গ] চাচি
[ঘ] কুদ্দুস

৮৩. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের প্রধান চরিত্র কোনটি? [উত্তর: ক]
[ক] বুধা
[খ] কুন্তি
[গ] আহাদ মুন্সী
[ঘ] শাহাবুদ্দিন

৮৪. ‘ওর কাছে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব সমান।’- বাক্যটি থেকে বুধার কোন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়? [উত্তর: খ]
[ক] বোধশক্তিহীনতা
[খ] দিকভ্রান্তি
[গ] ছন্নছাড়া জীবন
[ঘ] দুঃসাহস

৮৫. বুধার মাঝে কোনো ভয় নেই কেন? [উত্তর: ক]
[ক] নিজের নিয়মে বড় হয়েছে বলে
[খ] মরতে মরতে বেঁচে গিয়েছে বলে
[গ] মুক্তিযুদ্ধ দেখেছে বলে
[ঘ] লেখাপড়া শিখেছে বলে

৮৬. খড়ের ওমে বুধার পাশে গা ডুবিয়ে ঘুমায় কোনটি? [উত্তর: খ]
[ক] বিড়াল
[খ] কুকুর
[গ] বানর
[ঘ] ছাগল

৮৭. কোথায় কাজ করলে বুধার চা-বিস্কুট জোটে? [উত্তর: গ]
[ক] বিয়েবাড়িতে
[খ] ধানখেতে
[গ] চায়ের দোকানে
[ঘ] গেরস্ত বাড়িতে

৮৮. ‘কোথায় যাচ্ছিস বুধা?’- কেউ প্রশ্ন করলে বুধা কী জবাব দেয়? [উত্তর: ক]
[ক] সোনার ঘরে
[খ] যুদ্ধে
[গ] মরতে
[ঘ] কাকতাড়ুয়া হতে

৮৯. বুধার মতে কারও ভেতরে কী থাকলে সে ভালো মানুষ হতে পারে? [উত্তর: গ]
[ক] সাহস
[খ] মায়া
[গ] গান
[ঘ] স্বপ্ন

৯০. মৃত্যুর সময় তিনুর বয়স কত ছিল? [উত্তর: খ]
[ক] এক বছর
[খ] দেড় বছর
[গ] দুই বছর
[ঘ] আড়াই বছর

৯১. কে বুধার কোলে উঠতে খুব ভালোবাসত? [উত্তর: ক]
[ক] তিনু
[খ] শিলু
[গ] তালেব
[ঘ] বিনু

৯২. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পিঠাপিঠি ভাইবোন কারা? [উত্তর: খ]
[ক] তালেব-বিনু
[খ] বুধা-বিনু
[গ] তিনু-তালেব
[ঘ] বুধা-শিলু

৯৩. কোন শব্দটা বুধার শক্ত হয়ে থাকা মগজের গায়ে ঠোক্কর খায়? [উত্তর: খ]
[ক] বোমা
[খ] কামাই
[গ] মরা
[ঘ] মুক্তি

৯৪. কোন শব্দটা বুধার শক্ত হয়ে থাকা বুকের মাটিতে বলের মতো লাফায়? [উত্তর: গ]
[ক] কামাই
[খ] মুক্তি
[গ] বোমা
[ঘ] স্বাধীন

৯৫. চাচির বাড়ি ছেড়ে আসার সময় সম্পর্কের অধিকার তুলে বুধাকে বাধা দিয়েছিল কে? [উত্তর: খ]
[ক] চাচি
[খ] কুন্তি
[গ] ফুলকলি
[ঘ] চাচা

৯৬. ‘আমি একদিন ভীষণ ভালোভাবে আসব’- বুধা এখানে কোন সময়টা বুঝিয়েছে? [উত্তর: ক]
[ক] কুন্তির বিয়ের সময়
[খ] দেশের স্বাধীনতা লাভের সময়
[গ] নিজের বড়লোক হওয়ার সময়
[ঘ] প্রতিশোধ গ্রহণের সময়

৯৭. হরিকাকুর জালে প্রচুর মাছ উঠলে তিনি বুধাকে কী বলে ডাকেন? [উত্তর: ঘ]
[ক] ছন্নছাড়া
[খ] সোনাবাবা
[গ] খোকন বাবু
[ঘ] মানিকরতন

৯৮. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত কে বেশি সওদা করতে পারলে আত্মহারা হয়ে যেত? [উত্তর: খ]
[ক] হরিকাকু
[খ] হাশেম মিয়া
[গ] জয়নাল চাচা
[ঘ] সালাম চাচা

৯৯. গাঁয়ের গোবর কুড়ানি বুড়িটা বুধাকে কী নামে ডাকে? [উত্তর: ক]
[ক] গোবর রাজা
[খ] গোবরা
[গ] গবুচন্দ্র
[ঘ] গব্বর সিং

১০০. স্বাধীন জীবনের ছোঁয়া পেয়ে বুধা মনে মনে কার প্রতি কৃতজ্ঞতা অনুভব করে? [উত্তর: ক]
[ক] চাচির প্রতি
[খ] নোলক বুয়ার প্রতি
[গ] কুন্তির প্রতি
[ঘ] ফুলকলির প্রতি

SSC Bangla 1st Paper
Kaktarua
Uponnash
MCQ
Question-Answer

৯ম-১০ম শ্রেণির
বাংলা ১ম পত্র গাইড
কাকতাড়ুয়া
উপন্যাস

Share:

SSC কাকতাড়ুয়া উপন্যাস (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-৩ pdf download

নবম-দশম শ্রেণি
বাংলা সহপাঠ গাইড
উপন্যাস
কাকতাড়ুয়া
সেলিনা হোসেন

SSC Bangla 1st Paper Uponnash
Kaktarua
Selina Hossain
MCQ
Question and Answer pdf download
SSC Bangla 1st Paper Uponnash Kaktarua MCQ with Answer
(১০১-১৫০)
১০১. বুধা কাকতাড়ুয়া হয়ে দাঁড়ালে ওর দিকে শকুন উড়ে আসে কেন? [উত্তর: খ]
[ক] ওর কাঁধে বসতে
[খ] ওকে মৃত ভেবে
[গ] ওকে ভয় দেখাতে
[ঘ] ওকে খাবার দিতে

১০২. মিলিটারিরা এলে বুধা আতঙ্কে কিসে মিশে যায়? [উত্তর: খ]
[ক] পুকুরের পানিতে
[খ] ধানখেতের কাদায়
[গ] পাটখেতের গভীরে
[ঘ] কচুরিপানার আড়ালে

১০৩. বাজার পুড়ে গেলে বুধা কোথায় থাকার সিদ্ধান্ত নেয়? [উত্তর: গ]
[ক] চাচির বাড়িতে
[খ] স্কুলঘরে
[গ] আধপোড়া বাজারে
[ঘ] আলির দোকানে

১০৪. বুধার চাচা কত মাস আগে কাজ খুঁজতে শহরে গিয়েছে? [উত্তর: গ]
[ক] দুই মাস
[খ] চার মাস
[গ] ছয় মাস
[ঘ] আট মাস

১০৫. হাবিব ভাইয়ের কাছ থেকে বুধা কোন নতুন শব্দটি শোনে? [উত্তর: গ]
[ক] যুদ্ধ
[খ] মুক্তি
[গ] গণকবর
[ঘ] রাজাকার

১০৬. বুধাদের গ্রামে কলেরার মহামারি কত দিন স্থায়ী ছিল? [উত্তর: ক]
[ক] সাত দিন
[খ] দশ দিন
[গ] পনেরো দিন
[ঘ] বিশ দিন

১০৭. বুধা কোথায় বসে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনেছিল? [উত্তর: ক]
[ক] কানু দয়ালের বাড়িতে
[খ] চাচির বাড়িতে
[গ] আধপোড়া দোকান ঘরে
[ঘ] ধানখেতের আড়ালে

১০৮. ‘বানরের আবার চাঁদে যাওয়ার সাধ।’- মধু কেন বুধাকে এ কথা বলেছিল? [উত্তর: ক]
[ক] বঙ্গবন্ধু নামে ডাকতে বলায়
[খ] মিলিটারিদের প্রতিরোধ করার প্রতিজ্ঞা করায়
[গ] স্বাধীনভাবে বাঁচার কথা বলায়
[ঘ] মুক্তিযুদ্ধে যোগ দিতে চাওয়ায়

১০৯. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত আলি কোন গাছের নিচে বাঁশের বেঞ্চি বসিয়ে চা বিক্রি করতে শুরু করেছে? [উত্তর: খ]
[ক] নিমগাছ
[খ] কড়ইগাছ
[গ] নারিকেলগাছ
[ঘ] আমগাছ

১১০. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল? [উত্তর: খ]
[ক] মতিউর
[খ] আহাদ মুন্সি
[গ] হাশেম মিয়া
[ঘ] জয়নাল চাচা

১১১. আলি ও মিঠু বুধাকে দেখে কী বুঝতে পারে? [উত্তর: ক]
[ক] দেশটা স্বাধীন হবে
[খ] বুধার স্মৃতি হারিয়ে গেছে
[গ] যুদ্ধে যাওয়ার এখনই সময়
[ঘ] মুক্ত জীবন খুব আনন্দের

১১২. আহাদ মুন্সির বাড়ির পর কোথায় আগুন লাগে? [উত্তর: খ]
[ক] মতিউরের বাড়িতে
[খ] রাজাকার কমান্ডারের বাড়িতে
[গ] মিলিটারিদের ক্যাম্পে
[ঘ] আলির দোকান ঘরে

১১৩. বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিল কেন? [উত্তর: খ]
[ক] বাবা-মাকে হত্যার প্রতিশোধ নিতে
[খ] যুদ্ধের অংশ হিসেবে
[গ] অপমানের প্রতিশোধ নিতে
[ঘ] মানসিক ভারসাম্যহীন বলে

১১৪. বুধা ফুলকলিকে কী নামে ডাকবে? [উত্তর: খ]
[ক] যুদ্ধ
[খ] জয় বাংলা
[গ] মেশিনগান
[ঘ] আগুন

১১৫. ফুলকলি বুধাকে কী নামে ডাকতে চায়? [উত্তর: ক]
[ক] যুদ্ধ
[খ] বঙ্গবন্ধু
[গ] জয় বাংলা
[ঘ] কাকতাড়ুয়া

১১৬. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের পরিচয় কোনটি? [উত্তর: ঘ]
[ক] ডাক্তার
[খ] শিল্পী
[গ] আইনজীবী
[ঘ] সাংবাদিক

১১৭. মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বুধাকে কোনটির দায়িত্ব দেয়? [উত্তর: খ]
[ক] রাজাকারের বাড়িতে আগুন দেওয়ার
[খ] হানাদার ক্যাম্প রেকি করার
[গ] আলি ও মিঠুকে খবর দেওয়ার
[ঘ] গ্রামে মুক্তিবাহিনী গঠন করার

১১৮. বুধা মিলিটারি ক্যাম্পে যাওয়ার সময় সাথে কী নেয়? [উত্তর: খ]
[ক] আম
[খ] পেয়ারা
[গ] কলা
[ঘ] কমলা

১১৯. মিলিটারিরা কোথায় ক্যাম্প বানিয়েছে? [উত্তর: ক]
[ক] স্কুলঘরে
[খ] আধপোড়া বাজারে
[গ] আহাদ মুন্সির বাড়িতে
[ঘ] বটগাছের নিচে

১২০. মিলিটারিদের ক্যাম্পে যাওয়ার সময় বুধা সাথে করে পেয়ারা নিয়ে যায় কেন? [উত্তর: খ]
[ক] মিলিটারিদের প্রতি মায়া অনুভব করায়
[খ] মিলিটারিদের সাথে ভাব জমিয়ে তুলতে
[গ] পেয়ারাগুলো বিষাক্ত ছিল বলে
[ঘ] দূরের রাস্তায় ক্ষুধা লাগতে পারে বলে

১২১. কাদের দৃষ্টি বুধার কাছে প্রাণহীন মনে হয়? [উত্তর: ক]
[ক] মিলিটারিদের
[খ] মুক্তিযোদ্ধাদের
[গ] ভয়ার্ত মানুষদের
[ঘ] প্রিয় মানুষদের

১২২. মিলিটারিদের দৃষ্টি বুধার মনে ভয় ধরায় না কেন? [উত্তর: গ]
[ক] বুধা মানসিক ভারসাম্যহীন বলে
[খ] মিলিটারিরা দয়ালু ছিল বলে
[গ] দৃষ্টিতে ভাষা ছিল না বলে
[ঘ] মিলিটারিদের সাথে ভাব ছিল বলে

১২৩. মিলিটারি ক্যাম্পে পৌঁছে বুধা প্রথমে কী করে? [উত্তর: খ]
[ক] মিলিটারিদের পেয়ারা খেতে দেয়
[খ] নিজে একটি পেয়ারায় কামড় দেয়
[গ] গাছ থেকে পেয়ারা পাড়ে
[ঘ] পেয়ারা খেতে চায়

১২৪. মিলিটারিরা নাম জিজ্ঞেস করলে বুধা কোন নামটি বলে? [উত্তর: খ]
[ক] যুদ্ধ
[খ] কাকতাড়ুয়া
[গ] বঙ্গবন্ধু
[ঘ] গোবর রাজা

১২৫. মিলিটারিরা পেয়ারা খাওয়ার সময় বুধা কী করে? [উত্তর: খ]
[ক] ঘুমিয়ে নেয়
[খ] রেকি করে
[গ] লবণ মাখিয়ে দেয়
[ঘ] ক্যাম্পের ভেতরে ঢোকে

১২৬. লোহার টুপি কি মানুষের মগজ খায়?- বুধা কাকে জিজ্ঞাসা করে? [উত্তর: ক]
[ক] আহাদ মুন্সিকে
[খ] মতিউরকে
[গ] জনৈক মিলিটারিকে
[ঘ] শাহাবুদ্দিনকে

কাকতাড়ুয়া
উপন্যাস

১২৭. আহাদ মুন্সি বুধাকে কী বানিয়ে রাখতে বলে? [উত্তর: ক]
[ক] কাকতাড়ুয়া
[খ] মুরগি
[গ] গাছ
[ঘ] ঘুড়ি

১২৮. আহাদ মুন্সি বুধাকে কাকতাড়ুয়া বানিয়ে রাখার হুকুম দেয় কেন? [উত্তর: ক]
[ক] শাস্তি হিসেবে
[খ] মজা দেখবে বলে
[গ] ধানখেতের সুরক্ষার জন্য
[ঘ] মিলিটারিদের বিনোদন দিতে

১২৯. ‘লোহার টুপি মানুষের মগজ খায়’- কথাটির মাধ্যমে বুধা মিলিটারিদের কোন দিকটিকে বুঝিয়েছে? [উত্তর: গ]
[ক] বুদ্ধিহীনতা
[খ] স্মৃতিভ্রষ্টতা
[গ] বিবেকহীনতা
[ঘ] নির্মমতা

১৩০. মিলিটারিরা কখন বুধার বাঁধন খুলে দেয়? [উত্তর: গ]
[ক] সকালবেলা
[খ] দুপুরবেলা
[গ] সন্ধ্যাবেলা
[ঘ] ভোরবেলা

১৩১. তিন রাজাকারের কাছে বুধাকে কিসের মতো লাগে? [উত্তর: খ]
[ক] পাগলের মতো
[খ] ভূতের মতো
[গ] মুরুব্বির মতো
[ঘ] আহাম্মকের মতো

১৩২. বুধা নিজের জ্বরকে কী বলেছে? [উত্তর: গ]
[ক] কুমিরের জ্বর
[খ] বাঘের জ্বর
[গ] ভাল্লুকের জ্বর
[ঘ] মাছের জ্বর

১৩৩. পাক মিলিটারি ক্যাম্পে বাঙ্কার খোঁড়ার সিদ্ধান্ত নেয় কেন? [উত্তর: ক]
[ক] মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণ ঠেকাতে
[খ] গোলবারুদ লুকিয়ে রাখতে
[গ] খাবার ও পানির মজুদ রাখতে
[ঘ] শীতের প্রকোপ থেকে বাঁচতে

১৩৪. মিঠুদের বাড়ি গিয়ে বুধা কী চায়? [উত্তর: খ]
[ক] কেরোসিন
[খ] খাবার
[গ] আগুন
[ঘ] জামা

১৩৫. মিঠুর মা বুধাকে রোজ ভাত খেয়ে যেতে বলে কেন? [উত্তর: ঘ]
[ক] ঘরের কাজ করিয়ে নিতে
[খ] অতিরিক্ত ভাত থেকে যায় বলে
[গ] বুধা যুদ্ধ করছে বলে
[ঘ] মৃত ছেলের কষ্ট ভুলতে

১৩৬. মিঠুর মা বুধাকে সানকিভরা ভাতের সাথে কোন মাছের তরকারি দেয়? [উত্তর: গ]
[ক] বোয়াল মাছের
[খ] ইলিশ মাছের
[গ] টেংরা মাছের
[ঘ] পুঁটি মাছের

১৩৭. মিঠুদের বাড়ি থেকে ফেরার পথে বুধার কার সাথে দেখা হয়? [উত্তর: খ]
[ক] ফুলকলির সাথে
[খ] কুন্তির সাথে
[গ] চাচির সাথে
[ঘ] আহাদ মুন্সির সাথে

১৩৮. কে বুধার সাথে যুদ্ধ করতে চায়? [উত্তর: খ]
[ক] ফুলকলি
[খ] কুন্তি
[গ] মধু
[ঘ] মতিউর

১৩৯. কুন্তি বুধার বাবা-মায়ের কবরের যত্ন নেয় কেন? [উত্তর: ক]
[ক] বুধা খুশি হবে বলে
[খ] মা আদেশ করেছেন বলে
[গ] তাঁরা যুদ্ধে শহিদ হয়েছেন বলে
[ঘ] বুধা বলেছিল বলে

১৪০. কুন্তির মতে কিসের কথা ভাবলে যুদ্ধ করা যায় না? [উত্তর: খ]
[ক] দেশের কথা
[খ] মরণের কথা
[গ] পরিবারের কথা
[ঘ] ক্ষুধার কথা

১৪১. ফজু কাকা বুধাকে মাটি কাটার দলে নিতে চায় না কেন? [উত্তর: খ]
[ক] বুধা মুক্তিবাহিনীর পক্ষে বলে
[খ] বুধার শরীরে শক্তি কম বিবেচনায়
[গ] বুধার অভিজ্ঞতা নেই বলে
[ঘ] বুধা মিলিটারিদের সাথে ভাব করেছে বলে

১৪২. বাঙ্কার কাটার কাজ তদারক করে কে? [উত্তর: খ]
[ক] আহাদ মুন্সি
[খ] মতিউর
[গ] কুদ্দুস
[ঘ] ফজু মিয়া

১৪৩. বুধা ফজু মিয়ার কাছে বাঙ্কার দেখে আসার অনুমতি চায় কেন? [উত্তর: খ]
[ক] জীবনে আর দেখার সুযোগ পাবে না বলে
[খ] মাইন পুঁতে রেখে আসতে
[গ] বাঙ্কারে নিজের নাম লিখে আসতে
[ঘ] বাঙ্কারে লুকিয়ে থাকতে

১৪৪. ফজু মিয়ার মতে বাঙ্কার মিলিটারিদের জন্য কী হবে? [উত্তর: গ]
[ক] বিছানা
[খ] ঘর
[গ] কবর
[ঘ] শহর

১৪৫. বুধা কাকে সালাম করে ভোঁ দৌড় দেয়? [উত্তর: ক]
[ক] ফজু মিয়াকে
[খ] চাচিকে
[গ] আহাদ মুন্সিকে
[ঘ] মধুর মাকে

১৪৬. শাহাবুদ্দিন ও বুধা কী খায়? [উত্তর: গ]
[ক] দই-চিড়ে
[খ] রুটি-কলা
[গ] গুড়-মুড়ি
[ঘ] ডাল-ভাত

বহুপদী সমাপ্তিসূচক
১৪৭. উপন্যাসের মধ্যে ঔপন্যাসিকের জীবনানুভূতির প্রকাশ পাওয়ার কারণ-
i. জীবনের ঘটনার আলোকে উপন্যাস রচনা করেন বলে
ii. উপন্যাসে লেখকরা নিজের ভাবনাকে মিশিয়ে দেন বলে
iii. উপন্যাসে ঘটনার বর্ণনা থাকে বলে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৮. উপন্যাস রচনায় লেখকেরা কাহিনির আশ্রয় নেন-
i. নিজের কথা বলার তাগিদে
ii. মনের খেয়ালে
iii. সমাজের কথা বলার তাগিদে

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৯. বুধা তার পরিবার-পরিজনকে হারিয়েছিল-
i. পাকিস্তানি বাহিনীর আক্রমণে
ii. কলেরার মহামারিতে
iii. একরাতের মধ্যে

নিচের কোনটি সঠিক? [উত্তর: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫০. বুধা চাচির বাড়ি ত্যাগ করেছিল-
i. চাচি দারিদ্র্যের কথা তোলায়
ii. নিজের আত্মসম্মানবোধের কারণে
iii. চাচার অত্যাচারের কারণে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC Bangla 1st Paper
Kaktarua
Uponnash
MCQ
Question-Answer

৯ম-১০ম শ্রেণির
বাংলা ১ম পত্র গাইড
কাকতাড়ুয়া
উপন্যাস

Share:

SSC কাকতাড়ুয়া উপন্যাস (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-৪ pdf download

নবম-দশম শ্রেণি
বাংলা সহপাঠ গাইড
উপন্যাস
কাকতাড়ুয়া
সেলিনা হোসেন

SSC Bangla 1st Paper Uponnash
Kaktarua
Selina Hossain
MCQ
Question and Answer pdf download
কাকতাড়ুয়া উপন্যাসের সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: বাংলা সহপাঠ গাইড
(১৫১-১৯৩)

১৫১. বুধা মিলিটারিদের ওপর প্রতিশোধ নিতে চায়-
i. শাহাবুদ্দিনের কথা শুনে
ii. তারা বাজারের দোকানপাট পুড়িয়ে দেওয়ায়
iii. ভীষণ ক্ষুব্ধ হওয়ার কারণে

নিচের কোনটি সঠিক? [উত্তর: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫২. বুধার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো-
i. দেশের মানুষের প্রতি মমত্ববোধ
ii. মিলিটারিদের প্রতি ঘৃণা
iii. অসীম সাহস


নিচের কোনটি সঠিক? [উত্তর: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৩. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধা ভীষণ সাহসী হওয়ার কারণ-
i. দেশের মানুষের প্রতি মমত্ববোধ
ii. একা একা বেড়ে ওঠা
iii. মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৪. বুধার কাছে রাতদিন সমান হওয়ার কারণ-
i. ওর নির্দিষ্ট কোনো ঠিকানা নেই
ii. সবাই ওকে পাগল বলে তাই
iii. ওর কোনো পিছুটান নেই

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৫. বুধা নিজের নিয়মে বড় হওয়ার কারণে-
i. ভয় ওকে কাবু করতে পারে না
ii. মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেয়
iii. চারদিকে খোলা চোখে তাকাতে পারে

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৬. গাঁয়ের লোকের মতে বুধা শক্ত হয়ে গেছে-
i. চোখের সামনে বাবা-মাকে মরতে দেখে
ii. প্রচণ্ড শোকের আঘাতে
iii. মিলিটারির হত্যাকাণ্ড দেখে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৭. বুধা তিনুর গায়ে হাত দিয়ে শিউরে ওঠে-
i. গা ঠাণ্ডা হয়ে গেছে দেখে
ii. প্রচণ্ড জ্বর হয়েছে দেখে
iii. তিনুর মৃত্যু হয়েছে বুঝতে পেরে

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৮. বুধা চাচির বাড়ি থেকে চলে আসার সময় কুন্তি তাকে বাধা দেয়-
i. নিজের খারাপ লাগবে বলে
ii. কুন্তি তাকে ভালোবাসে বলে
iii. মিলিটারি মেরে ফেলবে বলে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৯. হাশেম মিয়া ডালাভরা বাজার করতে পারলে-
i. আনন্দে আত্মহারা হয়
ii. বুধাকে বাজার নিয়ে যেতে যায়
iii. বুধাকে বাসায় খেতে ডাকে

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬০. “তুমি যেয়ো না বুধা ভাই” কুন্তির এই উক্তিতে প্রকাশ পেয়েছে-
i. ভালোবাসা
ii. অসহায়ত্ব
iii. মিনতি

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬১. নোলক বুয়া বাড়ি ছেড়ে পালিয়ে যায়-
i. মিলিটারির ভয়ে
ii. বুধার অত্যাচারে
iii. অজানার উদ্দেশ্যে

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬২. নোলক বুয়া বুধাকে সাথে করে নিয়ে যেতে চায়-
i. গ্রাম ছেড়ে অজানা আশ্রয়ে
ii. মিলিটারির হাত থেকে বাঁচানোর জন্য
iii. মুড়ি ভাজায় সহায়তার জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৩. ‘নিজের বোঝা নিজে বইব’ বুধার এই বক্তব্যে প্রকাশ পায়-
i. অহংকার
ii. সাহস
iii. আত্মবিশ্বাস

নিচের কোনটি সঠিক? [উত্তর: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৪. বুধা মিলিটারিদের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে-
i. আধপোড়া বাজার দেখে
ii. গণকবর দিতে গিয়ে
iii. আহাদ মুন্সিকে দেখে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৫. বুধা চাচির প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে-
i. চাচি ওকে মুক্তির কথা বলায়
ii. চাচি স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দেয়ায়
iii. চাচি পান্তা ভাত খেতে দেওয়ায়

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৬. গাঁয়ের টাকাওয়ালা মানুষগুলো মিলিটারিদের খুশি করতে চায়-
i. পালিয়ে যাওয়া লোকদের জমি দখল করে
ii. ঘনঘন যোগাযোগ রেখে
iii. ক্যাম্পে বিভিন্ন খাদ্যদ্রব্য পাঠিয়ে

নিচের কোনটি সঠিক? [উত্তর: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii


কাকতাড়ুয়া
উপন্যাস


১৬৭. মিলিটারিরা গাঁয়ের লোকদের ধরে নিয়ে যায়-
i. নিজেদের খেয়াল খুশিমতো
ii. রাজাকার বাহিনীতে ভর্তি করার
iii. ক্যাম্পে নিয়ে নির্যাতন করার জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৮. গাঁয়ের কিছু মানুষের ওপর বুধার ঘৃণা বাড়তে থাকে-
i. মিলিটারিদের সহযোগিতা করার কারণে
ii. ঘনঘন মিলিটারিদের ক্যাম্পে যাতায়াত করার কারণে
iii. আহাদ মুন্সির দলে যোগ না দেওয়ায়

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৯. আলি কড়ইগাছের নিচে বাঁশের বেঞ্চি বানিয়ে চা বিক্রি শুরু করে-
i. মিলিটারিরা তার দোকান পুড়িয়ে দেওয়ায়
ii. দোকান বানানোর টাকা না থাকায়
iii. মিলিটারিদের তাড়িয়ে দোকান বানানোর প্রতিজ্ঞা করায়

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭০. বুধা আহাদ মুন্সির বাড়ি পুড়িয়ে দেয়-
i. আহাদ মুন্সি গরু চরানোর কাজ দিতে চাওয়ায়
ii. দেশের স্বাধীনতার আকাক্সক্ষায়
iii. আহাদ মুন্সি মিলিটারিদের সহায়তা করায়

নিচের কোনটি সঠিক? [উত্তর: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭১. আলি ও মিঠু রাতেই বাড়ি ছেড়ে পালাতে চায়-
i. আহাদ মুন্সি ও তাদের সন্দেহ করবে ভেবে
ii. মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার জন্য
iii. বুধা তাদের কথা মিলিটারিকে বলে দেবে ভেবে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭২. আলি ও মিঠু মুক্তিবাহিনীতে যোগ দিতে যায়-
i. দেশপ্রেমের টানে ii. আহাদ মুন্সির ভয়ে
iii. মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়ার জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৩. বুধা ফুলকলিকে আতাফুফুর বাড়িতে নিয়ে যায়-
i. ঘুমানোর জন্য
ii. ফুলকলিকে রাজাকার কমান্ডার বের করে দেওয়ায়
iii. বঙ্গবন্ধুর ভাষণ শোনানোর জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৪. রাজাকাররা বুধাকে সন্দেহ না করার কারণ-
i. বুধার বয়স কম ছিল বলে
ii. বুধাকে পাগল ভেবে
iii. বুধা এতিম বলে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৫. মিলিটারিরা ক্যাম্পে বাঙ্কার বানায়-
i. সতর্কতার জন্য
ii. নদীপথে মুক্তিযোদ্ধারা আক্রমণ করবে ভেবে
iii. যুদ্ধ করার জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৬. শাহাবুদ্দিন বুধাকে মাইন দিয়ে যায়-
i. মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়ার জন্য
ii. বাঙ্কারের মাটির নিচে পুঁতে রাখার জন্য
iii. আহাদ মুন্সির বাড়ি উড়িয়ে দেওয়ার জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৭. শাহাবুদ্দিন মাইন দিয়ে যাওয়ার পর সারা রাত বুধা আর ঘুমায় না-
i. মিলিটারির ভয়ে
ii. প্রতিশোধের উত্তেজনায়
iii. ক্যাম্প উড়িয়ে দেওয়ার আনন্দে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৮. মিঠুর মা চিৎকার করে কাঁদতে শুরু করে- [উত্তর: গ]
i. মধুর কথা মনে পড়ায়
ii. পুত্র হারানোর শোকে
iii. মিঠুর মৃত্যুসংবাদ শুনে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৯. বুধা দৌড়ে মাটি কাটার দলের সামনে গিয়ে দাঁড়ায়-
i. বাঙ্কার খুঁড়তে বাধা দেওয়ার জন্য
ii. তাদের সাথে যাওয়ার জন্য
iii. নিজের কৌশল বাস্তাবায়নের জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮০. আহাদ মুন্সির ছেলে বুধার ওপর খুশি হয়-
i. বুধার কাজের দক্ষতা দেখে
ii. বুধার কাজের আগ্রহ দেখে
iii. বুধার ভদ্র ব্যবহার দেখে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮১ ও ১৮২ নং প্রশ্নের উত্তর দাও:
বাবা-মা মারা যাওয়ায় রতন মামার বাড়িতে আশ্রয় নেয়। মামি রতনকে আশ্রয় দেওয়ার কারণে মামাকে বকতে থাকে। রতন আড়াল থেকে সব শুনতে পায় এবং বাড়ি থেকে চলে যায়।

১৮১. উদ্দীপকের রতনের আচরণে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিফলন লক্ষ করা যায়? [উত্তর: খ]
[ক] কুন্তি
[খ] বুধা
[গ] হরিকাকু
[ঘ] আলি

১৮২. উক্ত মিল থাকার কারণ-
i. আত্মসম্মানবোধ
ii. দেশপ্রেম
iii. স্বাধীনচেতা মনোভাব

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৩ ও ১৮৪ নং প্রশ্নের উত্তর দাও:
রাতুল মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখছিল। সেখানে সে দেখে একদল মিলিটারি এসে একটি গ্রামের বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। বিনা কারণে নিরীহ মানুষজনের ওপর এই অত্যাচার দেখে রাতুল ক্ষুব্ধ হয়।

১৮৩. উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে? [উত্তর: ক]
[ক] বাজার পোড়ানোর ঘটনা
[খ] আহাদ মুন্সির বাড়ি পোড়ানোর ঘটনা
[গ] ক্যাম্প উড়িয়ে দেওয়ার ঘটনা
[ঘ] বুুধাকে কাকতাড়ুয়া বানিয়ে রাখার ঘটনা

১৮৪. উদ্দীপকের রাতুলের মাঝে উপন্যাসের বুধার চেতনার প্রকাশ ঘটেছে। কেননা-
i. রাতুলের মাঝে দেশপ্রেম রয়েছে
ii. রাতুল অন্যায়কে মেনে নিতে পারেনি
iii. রাতুল বুধার মতোই প্রতিশোধপরায়ণ

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৫ ও ১৮৬ নং প্রশ্নের উত্তর দাও:
সম্প্রতি মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গায় অনেক রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। পিতৃমাতৃহীন কিশোর সালাম হোসেন পাশের বাড়ির রহিমা খালার কাছে গিয়ে দেখে তিনিও সবকিছু গুছিয়ে নিয়েছেন। রহিমা খালা সালামকে তার সাথে যাওয়ার কথা বললে সে রহিমা খালার সাথে অজানার পথে পাড়ি জমায়।

১৮৫. উদ্দীপকের রহিমা খালার মাঝে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে? [উত্তর: গ]
[ক] কুন্তি
[খ] আতাফুফু
[গ] নোলক বুয়া
[ঘ] বুধার চাচি

১৮৬. উদ্দীপকের সালাম উপন্যাসের বুধার প্রতিনিধি নয়। কারণ-
i. তার মাঝে প্রতিবাদী চেতনা নেই
ii. তার মাঝে দেশপ্রেম নেই
iii. সে পালিয়ে গেছে

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৭ ও ১৮৮ নং প্রশ্নের উত্তর দাও:
কামাল মুক্তিযুদ্ধের সময় যুবক ছিল। পাকিস্তানি মিলিটারি ২৫ মার্চ নৃশংস গণহত্যা চালালে কামাল তা দেখে ক্ষুব্ধ হয়। সে প্রতিজ্ঞা করে ওদের বিরুদ্ধে যুদ্ধ করার। এজন্য সবাই এলাকা ছেড়ে পালালেও সে পালায় না।

১৮৭. উদ্দীপকের কামালের সাথে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে? [উত্তর: গ]
[ক] হরিকাকু
[খ] ফুলকলি
[গ] বুধা
[ঘ] আহাদ মুন্সি

১৮৮. উক্ত চরিত্রের মতোই উদ্দীপকের কামালের মাঝে প্রকাশ পেয়েছে-
i. দেশের মানষের প্রতি ভালোবাসা
ii. বিদেশিদের প্রতি ঘৃণা
iii. একাকিত্বের যাতনা

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৯ নং প্রশ্নের উত্তর দাও:
প্রবীর দশম শ্রেণির ছাত্র। সে বাবা-মা ও দুই ভাইবোনের সাথে একটি দোতলা বাসায় থাকে। একদিন রাতে ভূমিকম্পে বাসাটি ভেঙে পড়ে। প্রবীর ও তার পরিবারের সবাই ছাদের নিচে চাপা পড়ে। প্রবীর ভাগ্যক্রমে বেঁচে গেলেও মারা যায় পরিবারের সবাই। সেই থেকে প্রবীর মানসিক রোগী।

১৮৯. উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে? [উত্তর: গ]
[ক] বাজার পোড়ানোর ঘটনা
[খ] আহাদ মুন্সির বাড়ি পোড়ানোর ঘটনা
[গ] বুধার পরিবার-পরিজন হারানোর ঘটনা
[ঘ] ক্যাম্প উড়িয়ে দেওয়ার ঘটনা

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯০ ও ১৯১ নং প্রশ্নের উত্তর দাও:
সেবার ভয়াবহ ভূমিকম্পে শিমুলতলী অঞ্চল ধ্বংস হয়ে যায়। অসংখ্য মানুষ মারা যায় সেই ধ্বংসলীলায়। এলাকায় যে কজন বেঁচে ছিল তারা লাশগুলোকে একই গর্তে মাটিচাপা দেয়।

১৯০. উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে? [উত্তর: গ]
[ক] বাজার পোড়ানো
[খ] বুধার পরিজন হারানো
[গ] বুধার গ্রামে গণকবর দেওয়ার ঘটনা
[ঘ] ক্যাম্প উড়িয়ে দেওয়া

১৯১. উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসকে প্রতিফলিত করে নি। কারণ- [উত্তর: ক]
i. উভয়ের প্রেক্ষাপট ভিন্ন
ii. উভয়ই ভিন্ন উদ্দেশ্যে রচিত
iii. উপন্যাসে দুঃখের স্মৃতির বর্ণনা নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯২ ও ১৯৩ নং প্রশ্নের উত্তর দাও:
সালামত মাতবর একজন ধুরন্ধর মানুষ। তাদের এলাকায় মিলিটারি ক্যাম্পে বানালে সে ক্যাম্পে যাতায়াত করে। সেখানে দুধ, মিষ্টি, মুরগি ইত্যাদি বিভিন্ন খাবার পাঠায়। মিলিটারির সাথে ভাব জমিয়ে সে এলাকায় তার প্রতিদ্বন্দ্বী কামাল মাস্টারকে হয়রানি করে।

১৯২. উদ্দীপকের সালামত মাতবর ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কার প্রতিনিধি? [উত্তর: গ]
[ক] বুধা
[খ] শাহাবুদ্দিন
[গ] আহাদ মুন্সি
[ঘ] মিঠু

১৯৩. উপন্যাসের বুধার দৃষ্টিতে ঘৃণার পাত্র- [উত্তর: ক]
i. উদ্দীপকের মিলিটারি
ii. উদ্দীপকের সালামত মাতবর
iii. উদ্দীপকের কামাল মাস্টার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC Bangla 1st Paper
Kaktarua
Uponnash
MCQ
Question-Answer

৯ম-১০ম শ্রেণির
বাংলা ১ম পত্র গাইড
কাকতাড়ুয়া
উপন্যাস

Share: