HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৯ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
জীববিজ্ঞান ২য় পত্র
৯ম অধ্যায়
 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

HSC Biology 2nd Paper pdf download
Chapter-09
 MCQ 
Question and Answer

১. ডিম্বাশয়ের ফলিকলের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হলো -
[ক] থারক্সিন
[খ] থাইরয়েড
[গ] পিটুইটারি
[ঘ] এন্ড্রোজেন
সঠিক উত্তর: [গ]

২. ডিম্বাণু কোথায় সৃষ্টি হয়?
[ক] যোনিতে
[খ] ডিম্বাশয়ে
[গ] ডিম্বনালিতে
[ঘ] জরায়ুতে
সঠিক উত্তর: [খ]

৩. নিচের কোন কাজটি এস্ট্রোজেন হরমোন নিয়ন্ত্রণ করে?
[ক] স্ত্রীদেহে রক্ত জমাট বাঁধায়
[খ] মেদ বৃদ্ধি
[গ] পাকস্থলীর কাজ
[ঘ] জরায়ু গাত্রের হ্রাস
সঠিক উত্তর: [ক]

৪. ভ্রূণ গঠনের ধাপসমূহ -
i. ক্লিভেজ
ii. গ্যাস্ট্রুলেশন
iii. অর্গানোজেনেসিস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৫. মহিলাদের জন্য প্রযোজ্য পদ্ধতি কোনটি?
[ক] কনডম
[খ] খাবার বড়ি
[গ] ভ্যাসেকটমি
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [খ]

৬. গর্ভবতী মায়ের কোন টিকা নিতে হয়?
[ক] যক্ষ্মা
[খ] হাম
[গ] টিটেনাস
[ঘ] বসন্ত
সঠিক উত্তর: [গ]

৭. শুক্রাশয় হতে নিঃসৃত হরমোন কোনটি?
[ক] ইস্ট্রোজেন
[খ] টেস্টোস্টেরন
[গ] প্রোজেস্টেরন
[ঘ] অ্যান্ড্রোজেন
সঠিক উত্তর: [খ]

৮. বিশ্বে প্রতি বছর কতজন লোক গনোরিয়ায় আক্রান্ত হয়?
[ক] ৫০ মিলিয়ন
[খ] ১০০ মিলিয়ন
[গ] ১৫০ মিলিয়ন
[ঘ] ২০০ মিলিয়ন
সঠিক উত্তর: [ঘ]

৯. বাংলাদেশের ভৌগলিক প্রেক্ষাপটে মেয়েদের বয়:সন্ধিকাল কত?
[ক] ১১-১৪ বছর
[খ] ১২-১৫ বছর
[গ] ১৪-১৭ বছর
[ঘ] ৮-৯ বছর
সঠিক উত্তর: [ক]

১০. যোনিপথের দৈর্ঘ্য কত?
[ক] ২-৩ সে. মি.
[খ] ৮-১০ সে. মি.
[গ]১৫-২০ সে. মি.
[ঘ] ২০-২৫ সে. মি.
সঠিক উত্তর: [খ]

১১. অন্ডকোষের অস্বাভাবিকতায় কোন হরমোনের ভারসাম্যহীনতা দায়ী?
[ক] লুটিনাইজিং
[খ] মুলেটিং
[গ] প্রোজেস্টেরন
[ঘ] পিটুইটারি
সঠিক উত্তর: [ঘ]

১২. নিচের কোনটি একলিঙ্গ প্রাণীর উদাহরণ?
[ক] মানুষ
[খ] গরু
[গ] ছাগল
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [ঘ]

১৩. ডিম্বাশয়ের সর্বাপেক্ষা বাইরের আবরণ হলো -
[ক] টিউনিকা অ্যালবুজিনিয়া
[খ] শ্বেত আবরক
[গ] জার্মিনাল এপিথেলিয়াম
[ঘ] স্ট্রোমা
সঠিক উত্তর: [গ]

১৪. দেহে প্রোজেস্ট্রেরনের মাত্রা কমে যাওয়ার কারণ হলো -
i. দেহে অতিরিক্ত এস্ট্রোজেন
ii. চিনিযুক্ত খাবার
iii. পর্যাপ্ত ব্যায়াম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

১৫. গর্ভাবস্থায় জরায়ু কত গুণ বৃদ্ধি পায়?
[ক] ১০ গুণ
[খ] ২০ গুণ
[গ] ৩০ গুণ
[ঘ] ৫০ গুণ
সঠিক উত্তর: [খ]

১৬. কোন হরমোন মেয়েদের রজঃচক্র নিয়ন্ত্রণে ভূমিকা রাখে?
[ক] প্রোজেস্টেরন
[খ] ইস্ট্রোজেন
[গ] প্রোল্যাকটিন
[ঘ] ক ও খ উভয়ই
সঠিক উত্তর: [ঘ]

১৭. সিমেন তৈরির জন্য পর্যাপ্ত রস নি:সরণ করা নিচের কোনটির প্রধান কাজ?
[ক] শুক্রাশয়
[খ] সেমিনাল ভেসিকল
[গ] এপিডিডাইমিস
[ঘ] ক্ষেপন নালি
সঠিক উত্তর: [খ]

১৮. নিচের কোনটি থেকে শুক্রাণুর অ্যাক্রোসোম সংখ্যা সৃষ্টি হয়?
[ক] রাইবোসোম
[খ] গলজি বডি
[গ] মাইটোকন্ড্রিয়া
[ঘ] সেন্ট্রিওল
সঠিক উত্তর: [খ]

১৯. কোন হরমোন রজঃচক্র শুরু করতে সাহায্য করে?
[ক] গোনাডোট্রফিক
[খ] অ্যাড্রেনাল
[গ] স্টিমুলেটিং
[ঘ] এস্ট্রোজেন
সঠিক উত্তর: [গ]

২০. নারীদেহের কোন হরমোনের প্রভাবে পলিসিস্টিক ও ভারী সিন্ড্রোম দেখা যায়?
[ক] প্রোজেস্টেরন
[খ] অ্যান্ড্রোজেন
[গ] এস্ট্রোজেন
[ঘ] থাইরয়েড
সঠিক উত্তর: [খ]

২১. অগ্রপিটুইটারি হতে নিঃসৃত হরমোন কোনটি?
[ক] প্রোটেস্টেরন
[খ] প্রোল্যাকটিন
[গ] ইস্ট্রোজেন
[ঘ] সেক্সকর্টিকয়েড
সঠিক উত্তর: [খ]

২২. বিশ্বে প্রথম টেস্টটিউব বেবির নাম কী?
[ক] লুইস ব্রাউন
[খ] ফ্রিদা লুইস
[গ] ডলি
[ঘ] ব্রাউন
সঠিক উত্তর: [ক]

২৩. সেমিনাল ফ্লুইড তৈরি হয়-
i. সেমিনাল ভেসিকলের ক্ষরণে
ii. প্রোস্টেট গ্রন্থির ক্ষরণে
iii. পিটুইটারি গ্রন্থির ক্ষরণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

২৪. নিচের কোন হরমোনটি জরায়ুর মুখ প্রসারিত করে?
[ক] রিলাক্সিন
[খ] ল্যুটিনাইজিং
[গ] গোনাডোট্রপিন
[ঘ] অ্যান্ড্রোগ্যামোন
সঠিক উত্তর: [ক]

২৫. শুক্রাণু উৎপন্নকারী অঙ্গকে বলা হয় -
[ক] আনুষঙ্গিক জনন অঙ্গ
[খ] মুখ্য জনন অঙ্গ
[গ] ডিম্বাশয়
[ঘ] ফেলোপিয়ান নালি
সঠিক উত্তর: [খ]

২৬. শুক্রাশয়ের কোন কোষ থেকে যৌন হরমোন নি:সৃত হয়?
[ক] ইন্টারস্টিশিয়াল কোষ
[খ] সংবেদি কোষ
[গ] লেডিগ কোষ
[ঘ] সারটোলি কোষ
সঠিক উত্তর: [ক]

২৭. মানুষের সঙ্ঘমে ক্ষরিত বীর্যের পরিমাণ কত?
[ক] ১. ৫-৪ মি. লি.
[খ] ৭-৮ মি. লি.
[গ] ১০-১২ মি. মি.
[ঘ] ১৫-২০ মি. মি.
সঠিক উত্তর: [ক]

২৮. ব্লাস্টোমিয়ারের তরল পূর্ণ গহবর কোনটি?
[ক] ব্লাস্টোমিয়ার
[খ] ব্লাস্টোসিল
[গ] ট্রফোব্লাস্ট
[ঘ] জোনা পেলুসিডা
সঠিক উত্তর: [খ]

২৯. নিষেকে সৃষ্ট জাইগোট ভ্রূণে পরিণত হয় কোন প্রক্রিয়ায়?
[ক] ইমপ্ল্যানটেশন
[খ] ব্লাস্টোসিস্ট
[গ] এমব্রায়োজেনেসিস
[ঘ] ক্লিভেজ
সঠিক উত্তর: [গ]

৩০. গর্ভ নিরোধের রাসায়নিক পদ্ধতি -
i. কনডম
ii. শুক্রনাশক জেলি
iii. ফেনা বা ফোম বড়ি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

৩১. কুমারী নারীর যৌনিপথে যে পর্দা থাকে তার নাম কী?
[ক] পেরিটোনিয়াম
[খ] অর্ধভেদ্য পর্দা
[গ] হাইমেন
[ঘ] অ্যাম্পুলা
সঠিক উত্তর: [গ]

৩২. শুক্রাশয়ের শীর্ষে ও পশ্চাতে কুন্ডলীকৃত কমা সদৃশ অঙ্গটির নাম কী?
[ক] স্ক্রোটাম
[খ] শুক্রনালি
[গ] এপিডিডাইমিস
[ঘ] মুত্রনালি
সঠিক উত্তর: [গ]

৩৩. নিচের কোনটি HIV ভাইরাসের প্রতিলিপি সৃষ্টিতে বাধা দেয়?
[ক] Zindovodine
[খ] Stavudine
[গ] Nevirapine
[ঘ] Zaleitabine
সঠিক উত্তর: [গ]

৩৪. নিচের কোনটিতে অযৌন প্রজনন দেখা যায়?
[ক] গরুতে
[খ] ছাগলে
[গ] মানুষে
[ঘ] ব্যাকটেরিয়াতে
সঠিক উত্তর: [ঘ]

৩৫. পুরুষের স্থায়ী বন্ধ্যাকরণ পদ্ধতির নাম কী?
[ক] ভ্যাসেকটিমি
[খ] টিউবেকটমি
[গ] নিউরেকটমি
[ঘ] লাইগেশন
সঠিক উত্তর: [ক]

৩৬. কোনটি স্ত্রীজননতন্ত্রের অংশ?
[ক] ডিম্বাশয়
[খ] শুক্রাশয়
[গ] প্রস্টেট গ্লান্ড
[ঘ] শিশ্ন
সঠিক উত্তর: [ক]

৩৭. শুক্রাণুগুলোর অ্যাক্রোমোস হতে নিঃসৃত এনজাইম কোনটি?
[ক] অ্যামাইলেজ
[খ] ম্যালটেজ
[গ] হায়ালুরোনিভেজ
[ঘ] লাইপেজ
সঠিক উত্তর: [গ]

৩৮. স্তনদানে নিঃসৃত হরমোন কোনটি?
[ক] ল্যাকটোজ
[খ] লাইপেজ
[গ] প্রোল্যাকটিন
[ঘ] ম্যালটেজ
সঠিক উত্তর: [গ]

৩৯. ভ্রূণের মস্তিষ্ক বিকশিত হয় কোন সপ্তাহ থেকে?
[ক] ২য়
[খ] ৩য়
[গ] ৪র্থ
[ঘ] ৫ম
সঠিক উত্তর: [ঘ]

৪০. প্রোটোজোয়াজনিত রোগের উদাহরণ কোনটি?
[ক] সিফিলিস
[খ] গনোরিয়া
[গ] ট্রাইকোমোনাসিস
[ঘ] ক্ল্যামাইডিয়া
সঠিক উত্তর: [গ]

৪১. পুং প্রজননতন্ত্রের প্রধান অঙ্গের প্রত্যেকটিতে-
i. কমা সৃদশ ভাস ডিফারেন্স থাকে
ii. ইন্টারস্টিশিয়াল কোষ থাকে
iii. ২-৩ টি সেমিনিফেরাস নালিকা থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৪২. ডিপ্লয়েড জাইগোট কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
[ক] অ্যামাইটোসিস
[খ] মাইটোসিস
[গ] মায়োসিস
[ঘ] হ্রাসমূলক বিভাজন
সঠিক উত্তর: [খ]

৪৩. সাধারণত একটি মানব সন্তান কত সপ্তাহ মায়ের গর্ভে অবস্থান করে?
[ক] ২০-২৫ সপ্তাহ
[খ] ৩৪-৩৮ সপ্তাহ
[গ] ৪৫-৫০ সপ্তাহ
[ঘ] ৫৫-৬০ সপ্তাহ
সঠিক উত্তর: [খ]

৪৪. স্ত্রী যৌন হরমোনগুলো হলো -
i. টেস্টোস্টেরন
ii. ইস্ট্রোজেন
iii. প্রোজেস্টেরন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

৪৫. রজঃস্রাব শুরুর ঘটনাকে কী বলে?
[ক] পেলভিস
[খ] মেনার্কি
[গ] স্ট্রেচ
[ঘ] সঙ্গম
সঠিক উত্তর: [খ]

৪৬. ডিম্বাণু কোথায় পরিস্ফুটিত হয়?
[ক] ভ্রূণে
[খ] ডিম্বাশয়ে
[গ] শুক্রাশয়ে
[ঘ] জরায়ুতে
সঠিক উত্তর: [খ]

৪৭. বর্তমান বিশ্বে কতজন টেস্টটিউব বেবি রয়েছে?
[ক] ২০ লক্ষ
[খ] ৫০ লক্ষ
[গ] ৭০ লক্ষ
[ঘ] ৮০ লক্ষ
সঠিক উত্তর: [খ]

৪৮. গ্যাস্ট্রলেশন পর্যায়ে কোষগুলোর মাইগ্রেশনের কারণে ভ্রূণের কয়টি স্তর সৃষ্টি হয়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
সঠিক উত্তর: [খ]

৪৯. কোনটির রূপান্তরিত রূপ শুক্রাণু?
[ক] প্রাইমারি স্পার্মাটোজেনেসিস
[খ] সেকেন্ডারি স্পার্মাটোসাইট
[গ] স্পার্মাটিড
[ঘ] প্রাইমারি উওসাইট
সঠিক উত্তর: [গ]

৫০. কয়দিন পর্যন্ত রজঃস্রাব চলে?
[ক] ১-২ দিন
[খ] ৪-৫ দিন
[গ] ৮-৯ দিন
[ঘ] ১৫-১৬ দিন
সঠিক উত্তর: [খ]

৫১. পুরুষের যোনাকাঙ্ক্ষার অনুপস্থিতি ও পৌরষত্বের প্রকাশহীনতাকে কী বরে?
[ক] মনোপজ
[খ] অ্যান্ড্রোপজ
[গ] অ্যাথেরোস্ক্লেরোসিস
[ঘ] ক্যান্সার
সঠিক উত্তর: [খ]

৫২. ভাস ডিফারেন্স এর অপর নাম কী?
[ক] শুক্রাশয়
[খ] শুক্রনালি
[গ] ক্ষেপণ নালি
[ঘ] মূত্রনালি
সঠিক উত্তর: [খ]

৫৩. সবুজ ১৫ বছর বয়সি কিশোর। তার পরিবারের সদস্যরা তার এই বয়সে যেসব পরিবর্তন দেখতে পায় তা হলো -
i. গলার স্বর গম্ভীর হওয়া
ii. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া
iii. পেশি বলিষ্ঠ ও শক্তিশালি হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৫৪. গনোরিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি?
[ক] Treponema pallidum
[খ] Neisseria gonoirhoeae
[গ] Typhonium sp
[ঘ] Saccharum sp
সঠিক উত্তর: [খ]

৫৫. ব্যাকটেরিয়াজনিত যৌনবাহিত রোগ হলো -
i. AIDS
ii. সিফিলিস
iii. গনোরিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

৫৬. ফেলোপিয়ান নালির স্ফীত অংশ কোনটি?
[ক] ইনফান্ডিবুলাম
[খ] অ্যাম্পুলা
[গ] ইসথমাস
[ঘ] পেরিটোনিয়াম
সঠিক উত্তর: [খ]

৫৭. নিচের কোনটি ব্লাস্টোমিয়ারের স্তর?
[ক] মরুলা
[খ] ক্লিভেজ
[গ] ব্লাস্টোসিস্ট
[ঘ] ট্রফোব্লাস্ট
সঠিক উত্তর: [ঘ]

৫৮. শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে কোনটি তৈরি হয়?
[ক] জনন গ্রন্থি
[খ] জাইগোট
[গ] ডিম্বাশয়
[ঘ] জরায়ু
সঠিক উত্তর: [খ]

৫৯. মরুলার মাইক্রোমিয়ার বিশিষ্ট প্রান্তকে কী বলে?
[ক] অ্যানিমেল পোল
[খ] ভেজিটটিভ পোল
[গ] ব্লাস্টোপোর
[ঘ] ব্লাস্টোসিসস্ট পোল
সঠিক উত্তর: [ক]

৬০. ডিম্বাণুকে নিষিক্ত করতে কতগুলো শুক্রাণুর প্রয়োজন হয়?
[ক] ১টি
[খ] ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি
সঠিক উত্তর: [ক]

৬১. পুরুষের প্রধান হরমোন কোনটি?
[ক] এস্ট্রোজেন
[খ] অ্যান্ড্রোজেন
[গ] টেস্টোস্টেরন
[ঘ] গোনাডোট্রাফিক
সঠিক উত্তর: [গ]

৬২. অঙ্গহানীর জন্য দায়ী কারণগুলোকে কী বলা হয়?
[ক] ট্রাইসোমি
[খ] সেক্স লিংকড ব্যাধি
[গ] টেরাটোজেন
[ঘ] জিনগত সমস্যা
সঠিক উত্তর: [গ]

৬৩. যৌন মিলনের ফলে ডিম্বপাতের পর-
i. শুক্রাণু থেকে অ্যান্ড্রোগ্যামোন ক্ষরিত হয়
ii. ডিম্বাণু থেকে গাইনোগ্যামোন ক্ষরিত হয়
iii. ফার্টিলাইজিন ও অ্যান্টিফার্টিলাইজিনের কারণে শুক্রাণু ও ডিম্বাণু আবদ্ধ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৯

৬৪. লেবিয়া মেজোরার উপরে অবস্থিত মাংসপিন্ড হলো -
[ক] ভগাঙ্কুর
[খ] লেবিয়া মাইনোরা
[গ] রূগী
[ঘ] হাইসে
সঠিক উত্তর: [ক]

৬৫. ফলিকল কোষ হতে ক্ষরিত হরমোন কোনটি?
[ক] ইস্ট্রোজেন
[খ] প্রোজেস্টেরন
[গ] গোনাডোট্রাফিক
[ঘ] পিটুইটারি
সঠিক উত্তর: [ক]

৬৬. কত সালে সিফিলিস রোগের জীবাণুটি আবিষ্কৃত হয়?
[ক] ১৯০০
[খ] ১৯০৫
[গ] ১৯১০
[ঘ] ১৯১৫
সঠিক উত্তর: [খ]

৬৭. FSH একটি -
[ক] এনজাইম
[খ] হরমোন
[গ] জৈব এসিড
[ঘ] এসিড
সঠিক উত্তর: [খ]

৬৮. কত ভাগ লোক ডিম্বপাতে ব্যর্থতাজনিত রোগ ভুগে?
[ক] ১০%
[খ] ২০%
[গ] ৩০%
[ঘ] ৪০%
সঠিক উত্তর: [ক]

৬৯. মানুষের শুক্রাণুর অ্যাক্রোসোম থেকে যে এনজাইম ক্ষরিত হয় তার নাম কী?
[ক] প্রোটিয়েজ
[খ] হায়ালুরোডিনেজ
[গ] অ্যানহাইড্রেজ
[ঘ] জিলাইটিনেজ
সঠিক উত্তর: [খ]

৭০. ডিম্বাশয়ের কোন স্থান হতে প্রোজেস্টেরন এর উৎপত্তি ঘটে?
[ক] কর্পাস ল্যুটিয়াম
[খ] মথ পিউবিস
[গ] ক্লাইটোরিস
[ঘ] লেবিয়া মেজরা
সঠিক উত্তর: [ক]

৭১. উন্নত দেশে কাচের টিউবে গর্ভধারণকে সফল করার জন্য প্রয়োগ করা হচ্ছে-
i. ভ্যাসেকটমি
ii. আকুপাংচার
iii. হিপনোথেরাপি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৭২. কুমারীদের যোনিপথ অবরোধকারী পর্দার নাম কী?
[ক] রূগী
[খ] লেবিয়া মেজরা
[গ] হাইমেন
[ঘ] মন্স পিউবিস
সঠিক উত্তর: [গ]

৭৩. ভ্রুণের বিকাশ ও শক্তির জন্য প্রয়োজন কী?
[ক] স্টার্চ
[খ] লিপিড
[গ] গ্লুকোজ
[ঘ] স্টেরয়েড
সঠিক উত্তর: [গ]

৭৪. ডিম্বাণু নিষিক্ত না হলে স্ত্রী যৌন চক্রের ২৬ তম দিনে চুপসে যায় কোনটি?
[ক] মিউকাস
[খ] কর্পাস লুটিয়াম
[গ] এন্ডোমেট্রিয়াম
[ঘ] হরমোন
সঠিক উত্তর: [খ]

৭৫. মিজান এর গনোরিয়া রোগ হয়েছে। এর ফলে তার-
i. শিশ্নের মাথা চুলকায় ও লাল হয়ে ওঠে
ii. প্রসাবের সময় জ্বালা যন্ত্রণা হয়
iii. মলত্যাগের সময় পায়ুর ব্যথা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৭৬. জরায়ুতে টিউমার বা সিস্ট থাকলে সে জরায়ুকে কী ধরনের জরায়ু বলে?
[ক] হাইপোপ্লাষ্টিক
[খ] ফাইব্রয়েড
[গ] সিস্টিক
[ঘ] মায়োটোমিক
সঠিক উত্তর: [খ]

৭৭. বহিঃযৌনাঙ্গের অন্তর্ভুক্ত কোনটি?
[ক] ক্ষেপণনালি
[খ] মূত্রনালি
[গ] স্ক্রোটাম
[ঘ] প্রোস্টেট গ্রন্থি
সঠিক উত্তর: [গ]

৭৮. কোন বয়সে নারীদের প্রজনন অক্ষমতা দেখা দেয়?
[ক] ২০ বছরে
[খ] ২৩ বছরে
[গ] ৩০ বছরে
[ঘ] ৪০ বছরে
সঠিক উত্তর: [ঘ]

৭৯. ব্লাস্টুলা থেকে গ্য্যাস্টুলা গঠন করার পদ্ধতিকে কী বলে?
[ক] ব্লাস্টুলেশন
[খ] গ্যাস্টুলেশন
[গ] মাইগ্রেশন
[ঘ] আর্কেন্টেরন
সঠিক উত্তর: [ঘ]

৮০. প্রায় কত ধরনের ফিটাল অস্বাভাবিকতা দেখা যায়?
[ক] ১০০০
[খ] ২০০০
[গ] ৩০০০
[ঘ] ৪০০০
সঠিক উত্তর: [ঘ]

৮১. গনোরিয়ায় পুরুষের কোন অংশটি আক্রান্ত হলে ব্যথাযুক্ত রক্তবীর্যপাত হয়?
[ক] শুক্রাশয়
[খ] প্রোস্টেট গ্রন্থি
[গ] কাউপার গ্রন্থি
[ঘ] সেমিনাল ভেসিকল
সঠিক উত্তর: [ঘ]

৮২. স্ত্রীর বন্ধ্যাকরণ পদ্ধতির কী নামে পরিচিত?
[ক] ভ্যাসেকটমি
[খ] টিউবেকটমি
[গ] নিরেকটমি
[ঘ] ওভারেকটমি
সঠিক উত্তর: [খ]

৮৩. ভ্রূণের মাঝের স্তর থেকে সৃষ্ট হাইপোমিয়ার পরিণত হয়ে-
i. সংবেদি অঙ্গ গঠন করে
ii. হৃদপেশি গঠন করে
iii. উপাঙ্কিক কঙ্কাল গঠন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৮৪. গর্ভনিরোধের প্রাচীনতম পদ্ধতি কোনটি?
[ক] বীর্ষ বহির্গমন
[খ] নিরাপদকাল অনুসরণ
[গ] যান্ত্রিক উপায়
[ঘ] রাসায়নিক পদ্ধতি
সঠিক উত্তর: [ক]

৮৫. শ্বসনতন্ত্রের আবির্ভাব ঘটে কোন স্তরে?
[ক] এন্ডোক্রাইন
[খ] হাইপোমেয়ার
[গ] এপিমেয়ার
[ঘ] মেসোমেয়ার
সঠিক উত্তর: [ক]

৮৬. পুরুষদের প্রধান যৌন হরমোন কোনটি?
[ক] টেস্টোস্টেরন
[খ] ডাই হাইড্রোটেস্টোস্টেরন
[গ] অ্যানড্রেস্ট্রো-৪ এই-৩, ১৭ ডায়োন
[ঘ] ইস্ট্রোজেন
সঠিক উত্তর: [ক]

৮৭. শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ হতে কয় ধরনের হরমোন ক্ষরিত হয়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
সঠিক উত্তর: [খ]

৮৮. মেয়েদের প্রজনন ক্ষমতার সূচনা ঘটায় কোনটি?
[ক] যোনি
[খ] ডিম্বাশয়
[গ] রজঃচক্র
[ঘ] স্ক্রোটাম
সঠিক উত্তর: [গ]

৮৯. মেয়েদের প্রথম রজঃচক্রকে কী বলা হয়?
[ক] থেলারচি
[খ] পিউবারচি
[গ] মেনারচি
[ঘ] হরমোন
সঠিক উত্তর: [গ]

৯০. ডিম্বাণুর সাইটোপ্লাজমের নাম কী?
[ক] জোনা পেলুসিডা
[খ] করেনা রেডিয়েটা
[গ] উওপ্লাজম
[ঘ] প্রোটোপ্লাজম
সঠিক উত্তর: [গ]

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
নেহা অনেক দিন ধরে রাতে খুব ঘামছে, কয়েক সপ্তাহ ধরে 380 সে. বা তার ওপরে জ্বর থাকছে ও দীর্ঘদিন যাবত ডায়রিয়ায় ভুগছে। এছাড়া ইদানিং সে সবকিছু অস্পষ্ট দেখতে শুরু করেছে ও তীব্র অবসাদ অনুভব করছে।

৯১. নেহার যে রোগ হয়েছে তার জন্য দ্বায়ী কোনটি?
[ক] ব্যাকটেরিয়া
[খ] ভাইরাস
[গ] প্রোটোজোয়া
[ঘ] ছত্রাক
সঠিক উত্তর: [খ]

৯২. নেহার রোগটি হতো না, যদি সে-
i. নিরাপদ যৌন আচরণ করতো
ii. রক্ত গ্রহণের পূর্বে উক্ত রোগের জীবাণু পরীক্ষা করে নিতো
iii. ইনজেকশন নেবার সময় প্রতিবার নতুন সূঁচ ব্যবহার করতো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]


Share:

HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১০ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
জীববিজ্ঞান ২য় পত্র
১০ম অধ্যায়
 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

HSC Biology 2nd Paper pdf download
Chapter-10
 MCQ 
Question and Answer

১. NK Cell কত দিনের মধ্যে দেহাভ্যন্তরের টিউমার কোষকে ধ্বংস করে?
[ক] একদিন
[খ] দুদিন
[গ] তিন দিন
[ঘ] চার দিন
সঠিক উত্তর: [গ]

২. জীববিজ্ঞানের যে শাখায় মানবদেহের ইমিউনিটি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কী বলে?
[ক] ইমিউনিটি
[খ] ইমিউনোলজি
[গ] ইমিউনতন্ত্র
[ঘ] প্রতিরক্ষা
সঠিক উত্তর: [খ]

৩. কোনটি অল্প দিন বাঁচে?
[ক] বড় ফ্যাগোসাইটস
[খ] টেনোফেজ
[গ] মাইক্রোফেজ
[ঘ] ম্যাক্রোফেজ
সঠিক উত্তর: [গ]

৪. কোনটি অনুজীবের কার্যক্ষমতা নষ্ট করে দেয়?
[ক] ইন্টারফেরন
[খ] লাইসোজাইম
[গ] ল্যাকটোফেরিন
[ঘ] ডিফেনসিন
সঠিক উত্তর: [ঘ]

৫. নিউট্রোফিল কোন রাসায়নিক যৌগটি নি:সরণের মাধ্যমে ব্যাকটেরিয়া ধ্বংস করে?
[ক] Cytokine
[খ] Perforin
[গ] Protease
[ঘ] Pyrogen
সঠিক উত্তর: [ক]

৬. প্রতিরক্ষা প্রধানত কত ধরনের?
[ক] তিন ধরনের
[খ] চার ধরনের
[গ] দুই ধরনের
[ঘ] পাঁচ ধরনের
সঠিক উত্তর: [খ]

৭. কোনটি ভৌত প্রতিবন্ধক?
[ক] চোখ
[খ] কান
[গ] পাকস্থলী (HCl)
[ঘ] নাক
সঠিক উত্তর: [ঘ]

৮. দেহের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের -
i. পানির প্রতি অভেদ্যতা
ii. পানিতে দ্রবীভূত যৌগের প্রতি অভেদ্যতা
iii. আলোকের প্রতি অপেক্ষাকৃত বেশি সংবেদনশীলতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৯. দেহে স্বাভাবিক অবস্থায় ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কোনটি?
[ক] কমপ্লিমেন্ট সিস্টেম
[খ] ম্যাক্রোফেজ
[গ] ইন্টারফেরন
[ঘ] ভ্যাক্সিন
সঠিক উত্তর: [গ]

১০. মানবদেহে বিদ্যমান প্রতিরক্ষা স্তরগুলোর প্রথমটিতে রয়েছে-
i. ত্বক ও লোম
ii. মিউকাস আবরণী
iii. ফ্যাগোসাইটিক শ্বেতকণিকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

১১. কোনটি হুপিংকাশির জন্য দায়ী?
[ক] Clostridium tetani
[খ] Mycobacterium bavis
[গ] Bordetella pertussis
[ঘ] Polimyelitis
সঠিক উত্তর: [গ]

১২. জ্বর ও প্রদাহ প্রতিরক্ষা ব্যবস্থার যে স্তরে সৃষ্টি হয় সেটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. একটি অনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা
ii. সকল জীবাণুর প্রতি একই প্রতিক্রিয়া দেখায়
iii. ফ্যাগোসাইটিক শ্বেতরক্তকণিকা এর অন্তর্ভূক্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

১৩. স্মৃতিকোষ এর কোষগুলো কোন প্রক্রিয়ায় Cell Colony গঠন করে?
[ক] অ্যামাইটোসিস
[খ] মাইটোসিস
[গ] মিয়োসিস
[ঘ] সাইটোকাইনোসিস
সঠিক উত্তর: [খ]

১৪. যে প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকাসমূহ অণুজীব ভক্ষণ করে তাকে কী বলে?
[ক] ফ্যাগাসাইটস
[খ] অপসোনাইজেশন
[গ] ফ্যাগোসাইটোসিস
[ঘ] অপসোনিন
সঠিক উত্তর: [গ]

১৫. কোনটি B কোষের কাজের সূচনা ঘটায়?
[ক] IgE
[খ] IgA
[গ] IgD
[ঘ] IgM
সঠিক উত্তর: [গ]

১৬. কোনটি অণুজীবদের আক্রমণ হতে দেহকে রক্ষা করে?
[ক] উপকারী ভাইরাস
[খ] উপকারী ব্যাকটেরিয়া
[গ] উপকারী ছত্রাক
[ঘ] উপকারী মিউকর
সঠিক উত্তর: [খ]

১৭. রাসায়নিক চিহ্ন দেওয়া কোষঝিল্লিকে কী বলে?
[ক] অ্যান্টিবডি
[খ] Rh ফ্যাক্টর
[গ] অ্যান্টিজেন
[ঘ] হরমোন
সঠিক উত্তর: [গ]

১৮. মানুষের দেহে কয় ধরনের শ্বেত রক্তকণিকা রয়েছে?
[ক] তিন ধরনের
[খ] দুই ধরনের
[গ] চার ধরনের
[ঘ] পাঁচ ধরনের
সঠিক উত্তর: [খ]

১৯. মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান যোদ্ধা কোনটি?
[ক] ডেনড্রাইটিক কোষ
[খ] ম্যাক্রোফেজ
[গ] T-লিম্ফোসাইট
[ঘ] সিবাম
সঠিক উত্তর: [গ]

২০. কোনটি মানবদেহে বিদ্যমান বিশেষায়িত কোষ, কলা বা অঙ্গ?
[ক] থাইরয়েড
[খ] থাইমাস
[গ] ট্রাকিয়া
[ঘ] ট্রাকিওল
সঠিক উত্তর: [খ]

২১. একটি আদর্শ টিকার বৈশিষ্ট্য -
i. সারা জীবনের জন্য দেহকে অন্যক্রম্য করে
ii. দেহকে সকল ধরনের জীবাণু থেকে সুরক্ষা দেয়
iii. মায়ের অনাক্রম্যতাকে সন্তানে পরিবাহিত করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

২২. কত সাল থেকে সারা পৃথিবীকে পোলিও রোগ মুক্ত করার সিদ্ধান্ত নেয়?
[ক] ১৯৮৭
[খ] ১৯৮৮
[গ] ১৯৮৬
[ঘ] ১৯৮৯
সঠিক উত্তর: [খ]

২৩. পিত্তের pH কত?
[ক] 7. 0
[খ] 6. 5
[গ] 7. 5
[ঘ] 8. 0
সঠিক উত্তর: [ঘ]

২৪. অটোইমিউন রোগ হলো -
i. ডায়াবেটিস
ii. ক্যান্সার
iii. আর্থ্রাইটিস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

২৫. HCl - এসিড কোনটি ধ্বংস করে?
[ক] ছত্রাক
[খ] ভাইরাস
[গ] ব্যাকটেরিয়া
[ঘ] শৈবাল
সঠিক উত্তর: [গ]

২৬. lgE অ্যান্টিবডিটি যেসব পদার্থের প্রতি অ্যালর্জিক প্রতিক্রিয়া দেখায়-
i. পুষ্পরেণুর প্রতি
ii. মৃত প্রাণীর প্রতি
iii. বিশেষ ধরণের ঔষধের প্রতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

২৭. ভারী শৃঙ্খলের আণবিক ওজন কত?
[ক] ৫০-৫৫ KD
[খ] ৫০-৬০ KD
[গ] ৫০-৬৫ KD
[ঘ] ৫০-৭০ KD
সঠিক উত্তর: [ঘ]

২৮. গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে?
[ক] ক্যালমিটি গুরিন
[খ] লুইস পাস্তুর
[গ] এডওয়ার্ড জেনার
[ঘ] আলবর্টি ক্যালমিটি
সঠিক উত্তর: [গ]

২৯. কোনটি সবসময়ই খাদ্যবাহিত হয়ে দেহে প্রবেশ করে?
[ক] ভাইরাস
[খ] ছত্রাক
[গ] মিউকর
[ঘ] ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: [ঘ]

৩০. গৌণ সাড়ার ক্ষেত্রে প্রধান কোন অ্যান্টিবডি সৃষ্টি হয়?
[ক] IgM
[খ] IgE
[গ] IgG
[ঘ] IgD
সঠিক উত্তর: [গ]

৩১. জীবাণুর নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে উৎপন্ন হয় -
i. ধনুষ্টংকার ভ্যাকসিন
ii. ডিপথেরিয়া ভ্যাকসিন
iii. পোলিও ভ্যাকসিন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৩২. অ্যান্টিবডি বিনষ্ট করার ক্ষমতা রাখে -
i. ব্যাকটেরিয়াকে
ii. ভাইরাসকে
iii. প্রতিবিষকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৩৩. কোনটি টিকা প্রয়োগের মাধ্যমে ঘটে?
[ক] ব্যক্তিগত প্রতিরক্ষা
[খ] গোষ্ঠীগত প্রতিরক্ষা
[গ] অর্জিত প্রতিরক্ষা
[ঘ] সহজাত প্রতিরক্ষা
সঠিক উত্তর: [গ]

৩৪. কোনটি সম্পূর্ণ জীবাণুকে মেরে ফেলে?
[ক] জীবন্ত টিকা
[খ] নিষ্প্রাণ টিকা
[গ] ডিএনএ টিকা
[ঘ] বিষভিত্তিক টিকা
সঠিক উত্তর: [খ]

৩৫. কোনটি ফ্যাগোসাইটোসিস ক্রিয়া বন্ধ করে?
[ক] ইমিউনতন্ত্র
[খ] রেচনতন্ত্র
[গ] কমপ্লিমেন্টতন্ত্র
[ঘ] রক্ত সংবহন তন্ত্র
সঠিক উত্তর: [গ]

৩৬. মস্তিস্কে বিদ্যমান ম্যাক্রোফেজ কোষ কোনটি?
[ক] মাইক্রোগ্লিয়া
[খ] অ্যালভিওলার কোষ
[গ] ডেনড্রাইটিক কোষ
[ঘ] কাপফার কোষ
সঠিক উত্তর: [ক]

৩৭. কোনটি থেকে নিউট্রোফিল উৎপন্ন হয়?
[ক] জনন কোষ
[খ] স্টেম কোষ
[গ] অপত্য কোষ
[ঘ] মাতৃ কোষ
সঠিক উত্তর: [খ]

৩৮. কোনটি লোমের গর্ত ও স্বেদ গ্রন্থিকে আক্রমণ করে?
[ক] ভাইরাস
[খ] ছত্রাক
[গ] মিউকর
[ঘ] ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: [ঘ]

৩৯. কোনটি দ্বারা ছত্রাকের সংক্রমণ প্রতিহত হতে পারে?
[ক] IgM
[খ] IgA
[গ] IgG
[ঘ] IgD
সঠিক উত্তর: [খ]

৪০. ফ্যাগোসাইটোসিস পরিচালনা করে কোন কোষটি?
[ক] অনুচক্রিকা
[খ] নিউট্রোফিল
[গ] লোহিত কণিকা
[ঘ] বেসোফিল
সঠিক উত্তর: [খ]

৪১. অ্যান্টিবডি জীবাণুকে ধ্বংস করে -
i. দলবদ্ধকরণ করে
ii. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়
iii. বিশ্লিষ্টকরণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৪২. ম্যাক্রোফেজ কী ধরনের কণিকা?
[ক] লোহিত রক্তকণিকা
[খ] অনুচক্রিকা
[গ] শ্বেত রক্তকণিকা
[ঘ] নিউট্রোফিল
সঠিক উত্তর: [গ]

৪৩. T-লিম্ফোসাইট থেকে নিঃসৃত হয় -
i. সাইটোকাইন
ii. লিম্ফোকাইন
iii. মনোকাইন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৪৪. লালাতে বিদ্যমান পেপটাইড যৌগ কোনটি?
[ক] টায়ালিন
[খ] আইসোমলটেোজ
[গ] মলটেট্রোয়োজ
[ঘ] ল্যাকটোজ
সঠিক উত্তর: [ক]

৪৫. প্রথম প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে কোনটি?
[ক] ত্বক
[খ] ম্যাক্রোফেজ
[গ] নিউট্রোফিল
[ঘ] অ্যান্টিজেন
সঠিক উত্তর: [ক]

৪৬. ত্বকের নিচে কোনটির পাতলা স্তর থাকে?
[ক] প্রোটিন
[খ] লিপিড
[গ] স্নেহ
[ঘ] চর্বি
সঠিক উত্তর: [ঘ]

৪৭. ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি?
[ক] কমপ্লিমেন্ট সিস্টেম
[খ] ভ্যাক্সিন
[গ] ইন্টারফেরন
[ঘ] ম্যাক্রোফেজ
সঠিক উত্তর: [ঘ]

৪৮. Cytotoxic T-Cell এর অপর নাম কী?
[ক] helper T-Cell
[খ] Suppressor T-Cell
[গ] Regulatory T-Cell
[ঘ] Killer T-Cell
সঠিক উত্তর: [ঘ]

৪৯. কোনটির বেলায় ইনকিউবেশনকাল অতিশয় দীর্ঘ?
[ক] যক্ষ্মা
[খ] হাম
[গ] জলাতঙ্ক
[ঘ] ধনুষ্টঙ্কার
সঠিক উত্তর: [গ]

৫০. অমরাধারী স্তন্যপায়ী প্রাণীতে কত ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
সঠিক উত্তর: [ঘ]

৫১. যোনিতে যে ব্যাকটেরিয়া বাস করে তা কোন এসিড ক্ষরণ করে?
[ক] ফরমিক এসিড
[খ] ল্যাকটিড এসিড
[গ] নাইট্রিক এসিড
[ঘ] HCl এসিড
সঠিক উত্তর: [খ]

৫২. মানুষের অনাক্রম্যতন্ত্রে প্রধানত কত ধরনের মেমোরি কোষ থাকে?
[ক] তিন ধরনের
[খ] চার ধরনের
[গ] পাঁচ ধরনের
[ঘ] দুই ধরনের
সঠিক উত্তর: [ঘ]

৫৩. কোনটি অ্যান্টিবডি নিঃসরণকারী কোষ?
[ক] T - লিম্ফোসাইট
[খ] এন কে কোষ
[গ] B - লিম্ফোসাইট
[ঘ] মনোসাইট
সঠিক উত্তর: [গ]

৫৪. দেহের প্রথম প্রতিরক্ষা স্তর হলো -
i. অশ্রুগ্রন্থি
ii. ত্বক
iii. ফ্যাগোসাইটিক শ্বেতকণিকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১০

৫৫. কাকে ভাইরাসবিদ্যার জনক বলা হয়?
[ক] আর্নস্ট হেকেল
[খ] রবার্ট হুক
[গ] এডওয়ার্ড জেনার
[ঘ] আলফ্রেড রোমার
সঠিক উত্তর: [গ]

৫৬. মানব প্রতিরক্ষাতন্ত্রে কত ধরনের ইমিউনোগ্লোবিন থাকে?
[ক] চার ধরনের
[খ] ছয় ধরনের
[গ] তিন ধরনের
[ঘ] পাঁচ ধরনের
সঠিক উত্তর: [ঘ]

৫৭. দেহের সংক্রমিত স্থান লাল হয়ে ফুলে যাওয়াকে কী বলে?
[ক] Pathogen
[খ] Inflammation
[গ] Immunology
[ঘ] Blood clotting
সঠিক উত্তর: [খ]

৫৮. অ্যান্টিবডি সৃষ্টি হতে কতদিন সময় লাগে?
[ক] ৩-১২ দিন
[খ] ৩-১৫ দিন
[গ] ৩-১৩ দিন
[ঘ] ৩-১৪ দিন
সঠিক উত্তর: [ঘ]

৫৯. কোনটি ফ্যাগোসাইট হিসেবে কাজ করে?
[ক] লোহিত রক্ত কণিকা
[খ] অনুচক্রিকা
[গ] শ্বেত রক্ত কণিকা
[ঘ] রক্তপ্লাজমা
সঠিক উত্তর: [গ]

৬০. ব্যাকটেরিয়া ধ্বংসে ভূমিকা পালন করে -
i. নিউট্রোফিল
ii. মনোসাইট
iii. লিম্ফোসাইট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৬১. দেহের ভেতরে ও বাইরে রোগজীবাণু ধ্বংসের এক জটিল ব্যবস্থাপনা রয়েছে, তাকে কী বলা হয়?
[ক] ইমিউনিটি
[খ] ইমিউনোলজি
[গ] প্রতিরক্ষা
[ঘ] ইমিউনতন্ত্র
সঠিক উত্তর: [ঘ]

৬২. প্রতিদিন আমাদের দেহে কত কোষ মরে যায়?
[ক] ৪০-৫০ হাজার
[খ] ১০-২০ হাজার
[গ] ২০-৩০ হাজার
[ঘ] ৬০-৭০ হাজার
সঠিক উত্তর: [ক]

৬৩. মানবদেহের লিম্ফয়েড অঙ্গগুলো হলো -
i. অ্যাডিনয়েড গ্রন্থি
ii. লসিকা গ্রন্থি
iii. টনসিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৬৪. কোনটি ভাইরাসের বংশবৃদ্ধি ব্যাহত করে?
[ক] ডিফেনসিন
[খ] ল্যাকটোফেরিন
[গ] ইন্টারফেরন
[ঘ] লাইসোজাইম
সঠিক উত্তর: [গ]

৬৫. লালাগ্রন্থি নিঃসৃত লাইসোজাইম এনজাইমে থাকে -
i. Streptococcus
ii. Bacillus
iii. Penicillium

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৬৬. নিয়ন্ত্রিত মাধ্যমের ওপর ভিত্তি করে অর্জিত অনাক্রম্যতাকে কয়ভাগে ভাগ করা হয়?
[ক] দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে
সঠিক উত্তর: [খ]

৬৭. মানুষের পাকস্থলীর প্যারাইটাল কোষ হতে কোনটি নিঃসৃত হয়?
[ক] HNO3
[খ] HCO3
[গ] HCl
[ঘ] H2O
সঠিক উত্তর: [গ]

৬৮. অর্জিত প্রতিরক্ষায় কতটি লিম্ফোসাইট রয়েছে?
[ক] তিনটি
[খ] চারটি
[গ] দুটি
[ঘ] পাঁচটি
সঠিক উত্তর: [খ]

৬৯. ত্বকে প্রাপ্ত ম্যাক্রোপেজ কোষের নাম কী?
[ক] কাপফার কোষ
[খ] ডেনড্রাইটিক কোষ
[গ] অ্যালভিওলার কোষ
[ঘ] মাইক্রোগ্লিয়া
সঠিক উত্তর: [খ]

৭০. নিম্নের কোন রক্তকণিকাকে ফ্যাগোসাইট বলা হয়?
[ক] ম্যাক্রোফেজ
[খ] অণুচক্রিকা
[গ] লোহিত কণিকা
[ঘ] ইয়োসিনোফিল
সঠিক উত্তর: [ক]

৭১. ত্বকের pH কত?
[ক] ২. ০-৩. ০
[খ] ৩. ০-৪. ০
[গ] ৩. ০-৫. ০
[ঘ] ৪. ০-৬. ০
সঠিক উত্তর: [গ]

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
শ্রেণিশিক্ষক ক্লাসে একটি গ্লাইকো-প্রোটিনধর্মী যৌগ নিয়ে আলোচনা করেছিলেন, যা বহিরাগত পদার্থের প্রতি সাড়া দিয়ে প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয়ে অ্যান্টিজেনের সঙ্গে সুনির্দিষ্ট বন্ধনে আবদ্ধ হয়ে তাকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে। তিনি আলো বললেন, উক্ত যৌগটি ইম্যুনোগ্লোবিন নামেও পরিচিত।

৭২. উদ্দীপকে কোন যৌগের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ক] অ্যাগ্লুটিনোজেন
[খ] অ্যাগ্লুটিনিন
[গ] অ্যান্টিবডি
[ঘ] সাইটোকাইন
সঠিক উত্তর: [গ]

৭৩. উক্ত যৌগটি অবস্থান করে-
i. কোষ থেকে নি:সৃত রক্তরসে দ্রবীভূত অবস্থায়
ii. β-Lymphocyte কোষের বাইরের প্লাজমামেমব্রেনে
iii. T-Lymphocyte কোষের বাইরের প্লাজমামেমব্রেনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

Share:

HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১১ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
জীববিজ্ঞান ২য় পত্র
১১শ অধ্যায়
 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

HSC Biology 2nd Paper pdf download
Chapter-11
 MCQ 
Question and Answer

১. ক্রোমোজোমের সব অবস্থায় উপস্থিতি প্রমাণ করেন কে?
[ক] Boven
[খ] Caroghery
[গ] Suton
[ঘ] East
সঠিক উত্তর: [ক]

২. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে-
i. প্রকট অ্যালিল বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়
ii. মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই
iii. প্রচ্ছন্ন অ্যালিল প্রকট অ্যালিলের উপস্থিতি সত্ত্বেও বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৩. পাইরেনিজ এর বাস্ক এ Rh- এর বৈশিষ্ট্য কত % থাকে?
[ক] ১৫%
[খ] ৮৪%
[গ] ২৫-৩৫%
[ঘ] ১৮-৩০%
সঠিক উত্তর: [গ]

৪. পরিপূরক ক্রিয়ার জন্য ৯:৩:১ এর পরিবর্তে কত অনুপাত হয়?
[ক] ৯:৩:৪
[খ] ৯:৭
[গ] ৯:৬:১
[ঘ] ১৩:৩
সঠিক উত্তর: [খ]

৫. মেন্ডেলর মৃত্যুর কত বছর পর তার পরীক্ষাগুলো পুন:আবিষ্কৃত হয়?
[ক] ১০ বছর
[খ] ২০ বছর
[গ] ৩০ বছর
[ঘ] ৩৫ বছর
সঠিক উত্তর: [ঘ]

৬. মেন্ডেলের প্রথম সূত্রকে বলে -
[ক] প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র
[খ] স্বাধীন বিন্যাস সূত্র
[গ] পৃথকীকরণের সূত্র
[ঘ] অসম্পূর্ণ প্রকটতার সূত্র
সঠিক উত্তর: [গ]

৭. জিনের হোমোজাইগাস উপস্থিতি যদি জীবের মৃত্যুর কারণ হয় তাকে কী বলে?
[ক] লিথাল জিন
[খ] এপিস্ট্যাটিস জিন
[গ] হাইপোস্ট্যাটিস জিন
[ঘ] বাধন জিন
সঠিক উত্তর: [ক]

৮. মেন্ডেলের প্রথম সূত্র কি নামে পরিচিত?
[ক] স্বাধীনভাবে মিলনের সূত্র
[খ] পৃথকীকরণ সূত্র
[গ] পলিজেনিক ইনহ্যারিট্যান্স
[ঘ] ক্রমবর্ধিষ্ণু দ্বিতন জিন
সঠিক উত্তর: [ক]

৯. মানুষের নিষ্ক্রিয় অঙ্গ হলো -
i. গায়ের লোম
ii. পুচ্ছাস্থি
iii. আক্কেল দাঁত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

১০. ঘোড়ার আদি পুরুষ কোনটি?
[ক] ইয়োহিস্পাস
[খ] প্লিওহিস্পাস
[গ] মেরিচিস্পাস
[ঘ] মেসোহিস্পাস
সঠিক উত্তর: [ক]

১১. বিবর্তনের মতবাদ অনুযায়ী প্রমাণগুলো কত শ্রেণিতে বিভক্ত?
[ক] ৮
[খ] ৯
[গ] ১০
[ঘ] ১১
সঠিক উত্তর: [ক]

১২. জিনতত্ত্ব ডারউইনের মতবাদকে নতুনরূপে সংজ্ঞায়িত করে যা নব্য ডারউইনবাদ নামে পরিচিত। নব্য-ডারউইনবাদের মধ্যে উল্লেখ্য হলেন-
i. ভাইজম্যান
ii. হাক্সলি
iii. কিংগার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

১৩. ইংরেজ প্রকৃতিবিদ কে?
[ক] ল্যামার্ক
[খ] চার্লস ডারউইন
[গ] ড্য ভ্রিস
[ঘ] অগাস্ট ভাইসম্যান
সঠিক উত্তর: [খ]

১৪. মানুষের গায়ের রং ও উচ্চতা নিচের কোনটির উদাহরণ?
[ক] দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস
[খ] পলিজেনিক ইনহেরিট্যান্স
[গ] প্রকট এপিস্ট্যাটিস
[ঘ] প্রচ্ছন্ন এটিস্ট্যাটিস
সঠিক উত্তর: [খ]

১৫. সমসংস্থ অঙ্গ হলো-
i. পাখির ডানা
ii. মানুষের হাত
iii. কবুতরের ডানা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

১৬. সংযোগকারী জীব কোনটি?
[ক] আর্কিওপটেরিক্স
[খ] ইকুয়াস
[গ] প্লিওহিস্পাস
[ঘ] প্লাটিপাস
সঠিক উত্তর: [ঘ]

১৭. ল্যামার্কের মতবাদের মূল প্রতিপাদ্য বিষয় কতটি?
[ক] দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
সঠিক উত্তর: [গ]

১৮. ঘাতক জিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
[ক] বেটসন
[খ] প্যানেট
[গ] ক্যুনো
[ঘ] কোরেন্স
সঠিক উত্তর: [গ]

১৯. ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের মূলভিত্তি হলো -
[ক] অঙ্গের ব্যবহার ও অব্যবহার
[খ] প্রকরণ বা পরিবৃত্তি
[গ] অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার
[ঘ] জীবন সংগ্রাম ও যোগ্যতমের জয়
সঠিক উত্তর: [ঘ]

২০. জিনের ক্ষেত্রে প্রযোজ্য -
i. অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত
ii. হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত
iii. বংশগতির বাহক হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

২১. আর্কিওপটেরিক্স সরীসৃপ এর বৈশিষ্ট্য হলো-
i. এদের চোয়াল দাঁতযুক্ত
ii. এরা ডানা বিশিষ্ট
iii. এদের শুষ্ক আঁশযুক্ত দেহ

নিচের কোনটি সঠিক?
[ক]i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

২২. স্তন্য প্রায়ীর দেহে কোন হরমোন পাওয়া যায়?
[ক] ট্রিপসিন
[খ] জাইলেজ
[গ] থাইরয়েড
[ঘ] প্রোটিয়েজ
সঠিক উত্তর: [গ]

২৩. AB ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। এ ব্লাড গ্রুপে-
i. a ও b অ্যান্টিবডি থাকে
ii. A ও B অ্যান্টিজেন থাকে
iii. অ্যান্টিবডি অনুপস্থিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

২৪. প্রাণীতে প্রকট এসিস্ট্যাটিসের দরুণF2 জনুতে ফিনোটাইপিক অনুপাত ১২:৩:১ এর পরিবর্তে কত হয়?
[ক] ১৫:১
[খ] ১৩:৩
[গ] ১২:৩:১
[ঘ]৯:৭
সঠিক উত্তর: [খ]

২৫. অস্ট্রেলিযা ও দক্ষিণ আমেরিকার প্রাণী কোনটি?
[ক] ফিনসেস
[খ] ক্যাঙ্গারু
[গ] প্লাটিপাস
[ঘ] ইকুয়াস
সঠিক উত্তর: [খ]

২৬. কোন গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না?
[ক] A গ্রুপ
[খ] B গ্রুপ
[গ] AB গ্রুপ
[ঘ] O গ্রুপ
সঠিক উত্তর: [ঘ]

২৭. এপিস্ট্যাসিসের কারণে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অনুপাত কত হয়?
[ক] ৩ : ১
[খ] ৯ : ৭
[গ] ২ : ১
[ঘ] ১৩ : ৩
সঠিক উত্তর: [ঘ]

২৮. ABO রক্তগ্রুপ জিনের কয়টি অ্যালীল থাকে?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ১টি
[ঘ] ৬টি
সঠিক উত্তর: [খ]

২৯. মেন্ডেলের গবেষণা ফলাফল কী শিরোনামে প্রকাশিত হয়?
[ক] Experiments on herb hybridization
[খ] Experiments on pea hybridization
[গ] Experiments on plant hybridization
[ঘ] Experiments on tree hybridization
সঠিক উত্তর: [গ]

৩০. একজন বর্ণান্ধ পুরুষের সাথে একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মহিলার বিবাহ হলে -
i. প্রথম বংশধরের সবাই দৃষ্টিসম্পন্ন হবে
ii. প্রথম বংশধরের পুত্র বর্ণান্ধ হবে
iii. দ্বিতীয় বংশধরের একজন বর্ণান্ধ পুত্র হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৩১. হোমোলোগাস ক্রোমোসোমের একটি লোকাসে দুটি জিনের একত্রে থাকাকে কি বলে?
[ক] জিনোম
[খ] অ্যালিলোমর্ফ
[গ] অ্যালিল
[ঘ] জিনোটাইপ
সঠিক উত্তর: [খ]

৩২. Genetics শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করেন কে?
[ক] উইলিয়াম বেটসন
[খ] গ্রেগর জোহান মেন্ডেল
[গ] জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক
[ঘ] চার্লস ডারউইন
সঠিক উত্তর: [ক]

৩৩. টেস্ট ক্রসে জিনোটাইপিক অনুপাত হলো -
[ক] ২ : ১
[খ] ৩ : ১
[গ] ১ : ২ : ১
[ঘ] ১ : ১
সঠিক উত্তর: [ঘ]

৩৪. জৈব বিবর্তনে ডারউইনের তত্ত্বটির নাম কী?
[ক] ল্যামার্কিজম
[খ] ডারউইনবাদ
[গ] বিবর্তনবাদ
[ঘ] অভিব্যক্তি
সঠিক উত্তর: [খ]

৩৫. বিবর্তনের চাবিকাঠি কোনটি?
[ক] প্রকরণ
[খ] ল্যামার্ক
[গ] ডারউইন
[ঘ] মেন্ডেল
সঠিক উত্তর: [ক]

৩৬. নতুন প্রজাতির উৎপত্তি হয় কোন ঘটনা প্রবাহ থেকে?
[ক] বংশবৃদ্ধির উচ্চহার
[খ] প্রাকৃতিক নির্বাচন
[গ] জীবন সংগ্রাম
[ঘ] পরিবৃত্তির অসীম ক্ষমতা
সঠিক উত্তর: [খ]

৩৭. ডাইনোসরের বিস্তার ছিল কোন মহাকালে?
[ক] সিনোজয়িক
[খ] মেসোজয়িক
[গ] প্যালিওজয়িক
[ঘ] প্রোটেরোজয়িক
সঠিক উত্তর: [খ]

৩৮. মাসকুলার ডিসট্রফির সাধারণ লক্ষণ হলো -
i. পেশির দুর্বলতা ও সমন্বয়ের অভাব
ii. স্থূলতা দেখা দেওয়া
iii. দ্রুত পেশিক্ষয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৩৯. লিথাল জিনের অনুপাত কত?
[ক] ৩ : ১
[খ] ২ : ১
[গ] ১ : ২ : ১
[ঘ] ১ : ১
সঠিক উত্তর: [খ]

৪০. কোনটি বংশগত রোগ নয়?
[ক] ডায়াবেটিস
[খ] ডায়রিয়া
[গ] হিমোফিলিয়া
[ঘ] বর্ণান্ধতা
সঠিক উত্তর: [খ]

HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১১

৪১. Rh ফ্যাক্টর পরীক্ষা করা হয় কোন দুইটি প্রাণীর উপর?
[ক] বানর ও খরগোশ
[খ] খরগোশ ও গিনিপপ
[গ] গিনিপপ ও মটরশুঁটি
[ঘ] বানর ও গিনিপপ
সঠিক উত্তর: [ঘ]

৪২. জিনতত্ত্বের জনক কে?
[ক] উইলিয়াম বেটসন
[খ] গ্রেগর জোহান মেন্ডেল
[গ] ব্যাপটিস্ট ল্যামার্ক
[ঘ] অগাস্ট ভাইজম্যান
সঠিক উত্তর: [খ]

৪৩. মানবদেহে কতকগুলো পেশি প্রোটিন বিদ্যমান?
[ক] ২০০০
[খ] ৩০০০
[গ] ৪০০০
[ঘ] ৫০০০
সঠিক উত্তর: [খ]

৪৪. মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে F2 বংশে জিনোটাইপিক অনুপাত কত হয়?
[ক] ১:২:১
[খ] ৩:১
[গ] ২:১
[ঘ] ১:১
সঠিক উত্তর: [ক]

৪৫. ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন জিন একে অপরের কার্যক্রমে বাধা দিলে-
i. ডাইহাইব্রিড ক্রসের অনুপাত ১৩:৩ হয়
ii. ডাইহাইব্রিড ক্রসের অনুপাত ৯:৭ হয়
iii. দ্বৈত প্রচ্ছন্ন এপিট্যাসিস সংঘটিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ]ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৪৬. মনোহাইব্রিড ক্রসে F2 জনুতে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত কত?
[ক] ২ : ১
[খ] ৩ : ১
[গ] ১ : ৩
[ঘ] ১ : ৩
সঠিক উত্তর: [খ]

৪৭. প্রতি ১ লাখে কতকগুলো হিমোফিলিক পুরুষ জম্মানোর সম্ভাবনা আছে?
[ক] ১ জন
[খ] ৫ জন
[গ] ১০ জন
[ঘ] ১০০ জন
সঠিক উত্তর: [গ]

৪৮. ল্যামার্ক কর্তৃক লিখিত গ্রন্থ কোনটি?
[ক] Origin of species of means of natural selection
[খ] Philosophic zoologique
[গ] Philosoplic Biologique
[ঘ] Theories of Evolution
সঠিক উত্তর: [খ]

৪৯. কোনো জীবের প্রকাশিত বৈশিষ্ট্যেকে কী বলে?
[ক] জিনোটাইপ
[খ] ফিনোটাইপ
[গ] প্রকট বৈশিষ্ট্য
[ঘ] প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
সঠিক উত্তর: [খ]

৫০. মানুষের উদ্ভব ঘটে কোন যুগে?
[ক] ইওসিন
[খ] পিস্টোসিন
[গ] প্যালিওসিন
[ঘ] গ্লিওসিন
সঠিক উত্তর: [ঘ]

৫১. কোনটি সংযোগকারী জীবাশ্মের উদাহরণ?
[ক] ইকুয়াস
[খ] আর্কিওপটেরিক্স
[গ] প্লিওহিস্পাস
[ঘ] মেরিচিস্পাস
সঠিক উত্তর: [ক]

৫২. যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে কী বলে?
[ক] এপিস্ট্যাটিক
[খ] এপিস্ট্যাটিস
[গ] হাইপোস্ট্যাটিক
[ঘ] দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস
সঠিক উত্তর: [গ]

৫৩. পাললিক শিলায় জমাকৃত জীবাশ্ম দ্বারা প্রমাণ পাওয়া যায়-
i. জৈব অভিব্যক্তির
ii. মিউটেশনের
iii. বিবর্তনের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

৫৪. মেন্ডেলের পিতা কী ছিলেন?
[ক] ধর্মযাজক
[খ] প্রকৃতিবিজ্ঞানী
[গ] শিক্ষক
[ঘ] কৃষক
সঠিক উত্তর: [ঘ]

৫৫. ক্রোমোসোমের নির্দিষ্ট জিন নির্দিষ্ট স্থানে থাকার অবস্থানকে কী বলে?
[ক] ফ্যাক্টর
[খ] লোকাস
[গ] অ্যালীল
[ঘ] জিনোটাইপ
সঠিক উত্তর: [খ]

৫৬. সন্ধ্যামালতী ফুলের রঙের ক্ষেত্রে অম্পূর্ণ সংকরায়নে কীরূপ ফুল পাওয়া যায়?
[ক] গোলাপি
[খ] বেগুনি
[গ] কমলা
[ঘ] ধূসর
সঠিক উত্তর: [ক]

৫৭. মানুষের রক্তের গ্রুপের শ্রেণিবিন্যাস হলো -
i. Rh+
ii. Rh-
iii. Rh±

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৫৮. জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম নিয়ে গবেষণা করা হয়?
[ক] Biology
[খ] Zoology
[গ] Palaeontology
[ঘ] Bacteriology
সঠিক উত্তর: [গ]

৫৯. নারীর গ্যামেটকে কী বলে?
[ক] হোমোগ্যামেট
[খ] হেটারোগ্যামেট
[গ] অটোগ্যামেট
[ঘ] ননগ্যামেট
সঠিক উত্তর: [ক]

৬০. বিবর্তনের জনক কে?
[ক] এম্পিডোক্লিস
[খ] অ্যারিস্টল
[গ] বিফন
[ঘ] ডেমোক্রিটাস
সঠিক উত্তর: [ক]

৬১. পৃথক পৃথক গবেষণায় মেন্ডেলের অনুরূপ ফলাফল পুনঃআবিষ্কার করেন -
i. হল্যান্ডের দ্য ভ্রিস
ii. জার্মানির করেন্স
iii. অস্ট্রেলিয়ার শেরমার্ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৬২. ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কয়টি তথ্যের উপর প্রতিষ্ঠিত?
[ক] ৪টি
[খ] ৩টি
[গ] ৫টি
[ঘ] ৬টি
সঠিক উত্তর: [ঘ]

৬৩. ল্যামার্কের কোন সূত্র দুটির কোনো প্রমাণ পাওয়া যায় না?
[ক] ১ম-২য়
[খ] ২য়-৩য়
[গ] ৩য়-৪র্থ
[ঘ] ৪র্থ-১ম
সঠিক উত্তর: [গ]

৬৪. মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক (F2) অনুপাত কোনটি?
[ক] ২ : ১
[খ] ৩ : ১
[গ] ৯ : ৩ : ৩ : ১
[ঘ] ৯ : ৭
সঠিক উত্তর: [খ]

৬৫. On the Oriein of Species by Means of Natural Selection কত সালে প্রকাশিত হয়?
[ক] ১৮৩৯ সালে
[খ] ১৮৪৯ সালে
[গ] ১৮৫৯ সালে
[ঘ] ১৮৬৯ সালে
সঠিক উত্তর: [গ]

৬৬. পুনরাবৃত্তি মতবাদ দেন কে?
[ক] ডারউইন
[খ] হেকেল
[গ] বেয়ার
[ঘ] ভাইজম্যান
সঠিক উত্তর: [খ]

৬৭. জার্মপ্লাজম-সোমোটোপ্লাজম কার তত্ত্ব?
[ক] ডারউইন
[খ] ল্যামার্ক
[গ] হেকেল
[ঘ] ভাইজম্যান
সঠিক উত্তর: [ঘ]

৬৮. মার্কিন যুক্তরাষ্ট্রে কত শতাংশ পুরুষ বর্ণান্ধ?
[ক] ০. ৭%
[খ] ৪%
[গ] ৫%
[ঘ] ৮%
সঠিক উত্তর: [ঘ]

৬৯. মানুষের সেমিলিথাল জিনের প্রভাব হলো -
i. রেটিনোব্ল্যাস্টোমা
ii. গয়টার
iii. হিমোফিলিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৭০. রেসাস বানরের Scientific নাম কী?
[ক] Rhaphanus rhesus
[খ] Colletotrichum rhesus
[গ] Oryzar rhesus
[ঘ] Macaca mulatta
সঠিক উত্তর: [ঘ]

৭১. মার্কিন যুক্তরাষ্ট্রে শতকরা কত ভাগ নারী বর্ণান্ধ?
[ক] ৮%
[খ] ০. ৮%
[গ] ৭%
[ঘ] ০. ৭%
সঠিক উত্তর: [ঘ]

৭২. Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা কতটি?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
সঠিক উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
লাল ফুলবিশিষ্ট সন্ধ্যামালতি উদ্ভিদের সাথে সাদা ফুলবিশিষ্ট সন্ধ্যামালতী উদ্ভিদের সংকরায়নে গোলাপি বর্ণের ফুলবিশিষ্ট সন্ধ্যামালতী উদ্ভিদ পাওয়া যায়।

৭৩. উক্ত ঘটনার নাম কী?
[ক] সম-প্রকটতা
[খ] অসম্পূর্ণ প্রকটতা
[গ] দ্বৈত প্রচ্ছন্ন
[ঘ] পরিপূরক ক্রিয়া
সঠিক উত্তর: [খ]

৭৪. এ ঘটনার কারণে-
i. মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত ১:২:১ হয়
ii. প্রকট জিন প্রচ্ছন্ন জিনকে আংশিকভাবে দমন করে
iii. প্রকট জিন প্রচ্ছন্ন জিনকে দমন করতে ব্যর্থ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

Share:

HSC পরিসংখ্যান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর হলি ক্রস কলেজ pdf download

হলি ক্রস কলেজ, ঢাকা
পরিসংখ্যান ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ১৩০

সময়: ২৫ মিনিট পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Statistics 2nd Paper pdf download
MCQ
Question and Answer

১. সম্ভাবনার সাথে যুক্ত সকল পরীক্ষাকে কী বলে?
[ক] চেষ্টা
[খ] পরীক্ষা
[গ] দৈব পরীক্ষা
[ঘ] নমুনাবিন্দু
উত্তর: [গ] দৈব পরীক্ষা

২. কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ১ হলে ঘটনাটিকে কী বলে?
[ক] পরিপূরক ঘটনা
[খ] বর্জনশীল ঘটনা
[গ] নিশ্চিত ঘটনা
[ঘ] সরল ঘটনা
উত্তর: [গ] নিশ্চিত ঘটনা

⬔ নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
ঘটনা A ও B এর ক্ষেত্রে, P(A) = 3/10, P(B) = 4/10 এবং P(AB) = 2/10.

৩. P(A/B) এর মান কত?
[ক] 1/5
[খ] 1/4
[গ] 1/2
[ঘ] 1
উত্তর: [গ] 1/2

৪. P(B/A) ঘটনাদ্বয় হলো-
[ক] 1/5
[খ] 1/4
[গ] 1/2
[ঘ] 1/3
উত্তর: [ঘ] 1/3

৫. যে দৈব চলকের মানসমূহ কোনো নির্দিষ্ট পরিসরে সকল মান গ্রহণ করে, তাকে কী বলে?
[ক] অবিচ্ছিন্ন দৈব চলক
[খ] অবিচ্ছিন্ন চলক
[গ] বিচ্ছিন্ন দৈব চলক
[ঘ] বিচ্ছিন্ন চলক
উত্তর: [ক] অবিচ্ছিন্ন দৈব চলক

৬. কোনো দৈব চলকের কোনো একটি মানের প্রেক্ষিতে দৈব চলকের সর্বনিম্ন মান হতে ঐ নির্দিষ্ট মান পর্যন্ত সকল সম্ভাবনার যোগফলের সম্ভাবনা অপেক্ষককে বলে-
i. বিন্যাস ফাংশন
ii. বিন্যাস অপেক্ষক
iii. ক্রমযোজিত বিন্যাস অপেক্ষক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৭. কোনো ধ্রুবকের ভেদাঙ্ক কত?
[ক] ধ্রুবকটির সমান
[খ] ০
[গ] - ১
[ঘ] - α
উত্তর: [খ] ০

৮. যদি দৈব চলক x-এর সম্ভাবনা ফাংশন, P(x) = 3 - |4 - x|/k; x = 2, 3, 4, 5, 6 হয়, তবে k এর মান কত?
[ক] ৫
[খ] ৬
[গ] ৯
[ঘ] ১৬
উত্তর: [গ] ৯

৯. দৈব চলক x এর ভেদাঙ্কের সূত্র হলো-
i. V(x) = E{x - E(x)}²
ii. V(x) = E(x)² - E{(x)}²
iii. V(x) = E{x² - E(x)}²

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১০. দ্বিপদী বিন্যাসের গড় ও ভেদাঙ্কের মধ্যে কোন সম্পর্কটি সঠিক?
[ক] গড় > ভেদাঙ্ক
[খ] গড় < ভেদাঙ্ক
[গ] গড় ≠ ভেদাঙ্ক
[ঘ] গড় = ভেদাঙ্ক
উত্তর: [ক] গড় > ভেদাঙ্ক

১১. দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে-
i. n, p ও q এর মান অঋণাত্মক হয়
ii. n, p ও q এর মান ধনাত্মক হয়
iii. n > 1, p > ০ ও q > ০

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

⬔ নিচের উদ্দীপকের আলোকে ১২ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ ও ভারত এর মধ্যে তিনটি টেস্ট ম্যাচ খেলা হয়। একটি টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ১/৩।

১২. বাংলাদেশ কমপক্ষে একটি টেস্ট ম্যাচে জয়ের সম্ভাবনা কত?
[ক] ০.২০৩৬
[খ] ০.৩০২০
[গ] ০.৫০৭৫
[ঘ] ০.৭০৩৭
উত্তর: [ঘ] ০.৭০৩৭

১৩. একটি পৈঁসু চলকের সকল মানের সম্ভাবনার যোগফল কত?
[ক] ১
[খ] ০
[গ] ১ এর বেশি
[ঘ] ০.৫
উত্তর: [ক] ১

১৪. পৈঁসু বিন্যাসের গড় হতে পারে-
i. অঋণাত্মক
ii. ধনাত্মক
iii. শূন্যের বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

পরিসংখ্যান ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর হলি ক্রস কলেজ, ঢাকা - HSC Statistics 2nd Paper MCQ with Answer

১৫. পৈঁসু বিন্যাসের গড় ৫ হলে পরিমিত ব্যবধান কত?
[ক] ৫
[খ] ৫
[গ] ১০
[ঘ] ২৫
উত্তর: [ক] ৫

১৬. পরিমিত চলকের সীমাস্থ মান কত?
[ক] - ১ হতে ১
[খ] - α হতে α
[গ] - ৩ হতে ৩
[ঘ] - ২ হতে ২
উত্তর: [খ] - α হতে α

১৭. পরিমিত রেখা কোন বিন্দুতে সবচেয়ে উঁচু হয়? অথবা কোন বিন্দুতে পরিমিত রেখাটি সমান দুইভাগে বিভক্ত হয়?
[ক] x = μ
[খ] x > μ
[গ] x < μ
[ঘ] x ≠ μ
উত্তর: [ক] x = μ

১৮. পরিমিত বিন্যাসের গড়, মধ্যমা ও প্রচুরকের মান-
i. একই
ii. সমান
iii. ভিন্ন ভিন্ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৯. সূচক সংখ্যা কত প্রকার?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [খ] ৩

২০. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার দর বিশ্লেষণে কোন ধরনের সূচক সংখ্যা ব্যবহৃত হয়?
[ক] ফিশার সূচক সংখ্যা
[খ] ল্যাসপিয়ার্সের সূচক সংখ্যা
[গ] বাউলির সূচক সংখ্যা
[ঘ] জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা
উত্তর: [ঘ] জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা

২১. যে সূঁচক সংখ্যা সবচেয়ে প্রতিনিধিত্বকারী মান প্রদান করে এবং সূচক সূত্রের যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাকে কী বলে?
[ক] মূল্য সূচক সংখ্যা
[খ] পরিমাণ সূচক সংখ্যা
[গ] জীবনযাত্রার মান সূচক সংখ্যা
[ঘ] আদর্শ সূচক সংখ্যা
উত্তর: [ঘ] আদর্শ সূচক সংখ্যা

২২. কোন ধরনের তথ্যের ক্ষেত্রে নমুনায়নই একমাত্র উৎকৃষ্ট পদ্ধতি?
[ক] অসীম তথ্যবিশ্বের ক্ষেত্রে
[খ] সসীম তথ্যবিশ্বের ক্ষেত্রে
[গ] অনুমিত সমগ্রকের ক্ষেত্রে
[ঘ] শর্তাধীন তথ্যবিশ্বের ক্ষেত্রে
উত্তর: [ক] অসীম তথ্যবিশ্বের ক্ষেত্রে

২৩. সরল দৈব নমুনায়নের পদ্ধতিসমূহ-
i. লটারী পদ্ধতি
ii. দৈব সংখ্যা সারণি পদ্ধতি
iii. ধারাবাহিক পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৪. কোনো দেশের জনসংখ্যাকে ঐ দেশের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কী বলে?
[ক] জনসংখ্যার ঘনত্ব
[খ] অশোধিত জš§হার
[গ] নির্ভরশীলতার অনুপাত
[ঘ] সাধারণ প্রজনন হার
উত্তর: [ক] জনসংখ্যার ঘনত্ব

২৫. জীব পরিসংখ্যানের উৎস হলো-
i. আদম শুমারি
ii. নিবন্ধকরণ পদ্ধতি
iii. শুমারি জরিপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

পরিসংখ্যান ২য় পত্র
বহুনির্বাচনিপ্রশ্ন ও উত্তর

HSC Statistics 2nd Paper pdf download
MCQ
Question and Answer


Share:

HSC পরিসংখ্যান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর হলি ক্রস কলেজ pdf download

হলি ক্রস কলেজ, ঢাকা
পরিসংখ্যান ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ১২৯

সময়: ২৫ মিনিট পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Statistics 1st Paper pdf download
MCQ
Question and Answer

১. বঙ্কিমতার অর্থ-
[ক] প্রয়োজনীয়তার অভাব
[খ] সুসামঞ্জস্যের অভাব
[গ] অসমতার অভাব
[ঘ] পরিঘাতের অভাব
উত্তর: [খ] সুসামঞ্জস্যের অভাব

২. কোনো তথ্যসারির প্রথম ও তৃতীয় চুতর্থকের গাণিতিক গড়কে কী বলে?
[ক] মিডরেঞ্জ
[খ] মিডহিঞ্জ
[গ] রেঞ্জ
[ঘ] মধ্যমা
উত্তর: [খ] মিডহিঞ্জ

৩. নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. পরিঘাত নির্ণয়ের দুইটি পদ্ধতি আছে
ii. শোধিত পরিঘাতের অপর নাম কেন্দ্রিয় পরিঘাত
iii. μ একটি গ্রিক অক্ষর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

⬔ নিচের উদ্দীপকের আলোকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:
২, ১, ০, ৫, - ৬, ৭, - ৪

৪. তথ্যগুলোর ১ম চতুর্থক কত হবে?
[ক] - ৪
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [ক] - ৪

৫. তথ্যগুলোর মধ্যমা নিচের কোনটি?
[ক] ১
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [ক] ১

৬. x ও y এর ৪ জোড়া মান নিচে দেওয়া হলো-
x: ১০, ১২, ১৫, ২০।
y: ৩, ৩, ৩, ৩।

x ও y চলকের মাঝে কোন ধরনের সংশ্লেষ বিদ্যমান:
[ক] পূর্ণ ধনাত্মক
[খ] পূর্ণ ঋণাত্মক
[গ] শূন্য
[ঘ] কোনটিই নয়
উত্তর: [গ] শূন্য

⬔ নিচের উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
এ বছর প্রচন্ড খরার কারণে আখের উৎপাদন হ্রাস পেয়ে হঠাৎ করে চিনির দাম বেড়ে যায়। চিনির দাম বাড়ার কারণে চায়ের দাম বেড়ে যায়। কেননা উৎপাদন ও দাম পরস্পর সম্পর্কযুক্ত।

৭. আখের উৎপাদনের সাথে চিনির দামের-
[ক] ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান
[খ] ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান
[গ] শূন্য সংশ্লেষ বিদ্যমান
[ঘ] কোনটিই নয়
উত্তর: [খ] ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান

৮. উদ্দীপকের আলোকে চিনি ও চায়ের মধ্যে বিদ্যমান সহভেদাঙ্কের মান-
[ক] শূন্য
[খ] এক
[গ] দুই
[ঘ] তিন
উত্তর: [ক] শূন্য

৯. সহজ ক্রম সংশ্লেষাঙ্ক নির্ণয়ের সূত্র নিচের কোনটি?
[ ক] 6Σdi²/n(n-1)
[খ] 1 -6Σdi²/n(n²-1)
[গ] 1 +6Σdi²/n(n²-1)
[ঘ] 1 -6Σdi/n(n²-1)
উত্তর: [খ] 1 -6Σdi²/n(n²-1)

১০. সময়ের সাথে সম্পর্কিত যেকোনো সংখ্যাত্মক তথ্য বিন্যাস নিচের কোনটি?
[ক] বিস্তার
[খ] কালীন সারি
[গ] স্বাধীন চলক
[ঘ] সংশ্লেষাঙ্ক
উত্তর: [খ] কালীন সারি

১১. কালীন সারির উপাদান কয়টি?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [খ] ৪

১২. বাংলাদেশের সর্ববৃহৎ পরিসংখ্যানিক প্রতিষ্ঠান নিচের কোনটি?
[ক] BBS
[খ] BRRT
[গ] BARD
[ঘ] BIDS
উত্তর: [ক] BBS

HSC পরিসংখ্যান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - হলি ক্রস কলেজ, ঢাকা

১৩. বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি হয় কত সালে?
[ক] ১৯৬০
[খ] ১৯৭৪
[গ] ১৯৭৫
[ঘ] ১৯৮০
উত্তর: [খ] ১৯৭৪

১৪. পরিসংখ্যানের জনক কে?
[ক] বাউলী
[খ] আর.এ. ফিশার
[গ] হোরেস সেক্রিস্ট
[ঘ] কার্ল পিয়ারসন
উত্তর: [খ] আর.এ. ফিশার

১৫. গুণ ও ভাগ করা যায়-
i. শ্রেণিসূচক পরিমাপনে
ii. ক্রমিকসূচক পরিমাপনে
iii. আনুপাতিক পরিমাপনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

১৬. কাঁচা তথ্যকে সংক্ষিপ্ত ও বিশ্লেষণ উপযোগী করার প্রক্রিয়াই হলো-
[ক] সিদ্ধান্ত গ্রহণ
[খ] মন্তব্য
[গ] তথ্য উপস্থাপন
[ঘ] ত্রুটি সংশোধন
উত্তর: [গ] তথ্য উপস্থাপন

১৭. একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনে কয়টি কলাম থাকে?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [গ] ৫

১৮. যে লেখচিত্রের সাহায্যে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশনকে উপস্থাপন করা হয়, তাকে কী বলে?
[ক] গণসংখ্যা রেখা
[খ] আয়তলেখ
[গ] গণসংখ্যা বহুভুজ
[ঘ] অজিভ রেখা
উত্তর: [ঘ] অজিভ রেখা

১৯. পাই চিত্রের অপর নাম-
i. পাই চার্ট
ii. কৌণিক নকশা
iii. বৃত্তাকার চিত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২০. ব্যাংকের সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, জনসংখ্যার হ্রাস-বৃদ্ধির হার, আনুপাতিক হার নির্ণয়ে ব্যবহৃত হয়-
[ক] গাণিতিক গড়
[খ] তরঙ্গ গড়
[গ] জ্যামিতিক গড়
[ঘ] প্রচুরক
উত্তর: [গ] জ্যামিতিক গড়

২১. আয়তলেখ হতে নিচের কোনটি নির্ণয় করা সম্ভব?
[ক] গড়
[খ] মধ্যমা
[গ] প্রচুরক
[ঘ] ভেদাঙ্ক
উত্তর: [গ] প্রচুরক

২২. কোনো চলকের গড় ১৫ এর প্রতিটি মানকে ৫ দ্বারা গুণ করে ২০ যো
[গ] করলে নতুন চলকের গড় কত হবে?
[ক] ৪
[খ] ৭৫
[গ] ৯০
[ঘ] ৯৫
উত্তর: [ঘ] ৯৫

⬔ নিচের উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
একজন ছাত্রের সাপ্তাহিক পরীক্ষার পাঁচ বিষয়ের প্রাপ্ত নম্বর ১৬, ১২, ১৪, ১৫, ১৮।

২৩. প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নিচের কোনটি?
[ক] ১২
[খ] ১৫
[গ] ১৬
[ঘ] ১৭
উত্তর: [খ] ১৫

২৪. প্রাপ্ত নম্বরের ভেদাঙ্ক নিচের কোনটি?
[ক] ৩
[খ] ৪
[গ] ৬
[ঘ] ১৫
উত্তর: [খ] ৪

২৫. Σx1 = ১৫০, n = ১৫ এবং σ = ১০ হলে CV = ?
[ক] ৫০%
[খ] ৮৫%
[গ] ৯৫%
[ঘ] ১০০%
উত্তর: [ঘ] ১০০%

পরিসংখ্যান ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা

HSC Statistics 1st Paper pdf download
MCQ
Question and Answer


Share:

SSC গণিত সমাধান সৃজনশীল (Srijonshil) এবং বহুনির্বাচনি (mcq) প্রশ্নের উত্তর অনুশীলনী-১৭ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গণিত সমাধান
সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অনুশীলনী: ১৭

General Math Guide Srijonshil and MCQ for Class 9-10. SSC General Math Solution MCQ and Srijonshil Question and Answer pdf download.
SSC General Math Solution
Exercise-17

পরিসংখ্যান

পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
◈ উপাত্তের উপস্থাপন : গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলি পরিসংখ্যানের উপাত্ত। অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল। এগুলো অবিন্যস্তভাবে থাকে এবং অবিন্যস্ত উপাত্ত থেকে সরাসরি প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। প্রয়োজন হয় উপাত্তগুলোর বিন্যস্ত ও সারণিভুক্ত করা। আর উপাত্তসমূহের সারণিভুক্ত করা হলো উপাত্তের উপস্থাপন।

◈ উপাত্তের সারণিভুক্তকরণ : কোনো উপাত্তের সারণিভুক্ত করতে হলে প্রথমে তার পরিসর নির্ধারণ করতে হয়। এরপর শ্রেণি ব্যবধান ও শ্রেণিসংখ্যা নির্ধারণ করে ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করা হয়।
উদাহরণ 1। কোনো এক শীত মৌসুমে শ্রীমঙ্গলের জানুয়ারি মাসের 31 দিনের সর্বনিম্ন তাপমাত্রা (সেলসিয়াস) নিচে দেওয়া হলো। সর্বনিম্ন তাপমাত্রার (সেলসিয়াস) গণসংখ্যা নিবেশন সারণি তৈরি কর।
14°, 14°, 14°, 13°, 12°, 13°, 10°, 10°, 11°, 12°, 11°, 10°, 9°, 8°, 9°, 11°, 10°, 10°, 8°, 9°, 7°, 6°, 6°, 6°, 6°, 7°, 8°, 9°, 9°, 8°, 7°।

সমাধান : এখানে তাপমাত্রা নির্দেশক উপাত্তের সবচেয়ে ছোট সংখ্যা 6 এবং বড় সংখ্যা 14।
সুতরাং উপাত্তের পরিসর = (14 - 6) + 1 = 9।
এখন শ্রেণি ব্যবধান যদি 3 নেওয়া হয় তবে শ্রেণি সংখ্যা হবে 93 বা 3।
শ্রেণি ব্যবধান 3 নিয়ে তিন শ্রেণিতে উপাত্তসমূহ বিন্যাস করলে গণসংখ্যা (ঘটন সংখ্যাও বলা হয়) নিবেশন সারণি হবে নিম্নরূপ :

তাপমাত্রা (সেলসিয়াস)

ট্যালি চিহ্ন

গণসংখ্যা বা ঘটন সংখ্যা

6° - 8°

卌卌|

11

9° - 11°

卌卌|||

13

12° - 14°

卌||

7

মোট

31


◈ ক্রমযোজিত গণসংখ্যা (Cumulative Frequency) :
উদাহরণ 1 এর শ্রেণি ব্যবধান 3 ধরে শ্রেণিসংখ্যা নির্ধারণ করে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করা হয়েছে। উল্লিখিত উপাত্তের শ্রেণি সংখ্যা 3। প্রথম শ্রেণির সীমা হলো 6°-8°। এই শ্রেণির নিম্নসীমা 6° এবং উচ্চসীমা 8° সে। এই শ্রেণির গণসংখ্যা 11।
দ্বিতীয় শ্রেণির গণসংখ্যা 13। এখন প্রথম শ্রেণির গণসংখ্যা 11 এর সাথে দ্বিতীয় শ্রেণির গণসংখ্যা 13 যোগ করে পাই 24। এই 24 হবে দ্বিতীয় শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা। আর প্রথম শ্রেণি দিয়ে শুরু হওয়ায় এই শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা হবে 11। আবার দ্বিতীয় শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা 24 এর সাথে তৃতীয় শ্রেণির গণসংখ্যা যোগ করলে 24 + 7 = 31, যা তৃতীয় শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা। এইভাবে ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হয়। উপরের আলোচনার প্রেক্ষিতে উদাহরণ 1 এর তাপমাত্রার ক্রমযোজিত গণসংখ্যা সারণি নিম্নরূপ :

তাপমাত্রা (সেলসিয়াস)

গণসংখ্যা

ক্রমযোজিতগণসংখ্যা

6° - 8°

11

11

9° - 11°

13

(11 + 13) = 24

12° - 14°

7

(24 + 7) = 31


◈ চলক : আমরা জানি, সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যানের উপাত্ত। উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ হলো চলক। যেমন, উদাহরণ 1 এ তাপমাত্রা নির্দেশক সংখ্যাগুলো চলক। তদানুরূপ উদাহরণ 2 এ প্রাপ্ত নম্বরগুলো ব্যবহৃত উপাত্তের চলক।

◈ বিছিন্ন ও অবিচ্ছিন্ন চলক : পরিসংখ্যানে ব্যবহৃত চলক দুই প্রকারের হয়। যেমন বিছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক। যে চলকের মান শুধুমাত্র পূর্ণসংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক, যেমন জনসংখ্যা নির্দেশক উপাত্তে পূর্ণসংখ্যা ব্যবহৃত হয়। তাই জনসংখ্যামূলক উপাত্তের চলক হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর যেসকল চলকের মান যেকোনো বাস্তব সংখ্যা হতে পারে, সে সকল চলক অবিচ্ছিন্ন চলক। বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি সংশ্লিষ্ট উপাত্তে যেকোনো বাস্তব সংখ্যা ব্যবহার করা যায়। তাই এগুলোর জন্য ব্যবহৃত চলক হচ্ছে অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলকের দুইটি মানের মধ্যবর্তী যেকোনো সংখ্যাও ঐ চলকের মান হতে পারে।

◈ উপাত্তের লেখচিত্র : আমরা দেখেছি যে, অনুসন্ধানাধীন সংগৃহীত উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল। এগুলো গণসংখ্যা নিবেশন সারণিভুক্ত বা ক্রমযোজিত সারণিভুক্ত করা হলে এদের সম্বন্ধে সম্যক ধারণা করা ও সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এই সারণিভুক্ত উপাত্তসমূহ যদি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, তবে তা বুঝার জন্য যেমন আরও সহজ হয় তেমনি চিত্তাকর্ষক হয়। এ জন্য পরিসংখ্যানের উপাত্তসমূহ সারণিভুক্ত করা ও লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন বহুল প্রচলিত এবং ব্যাপক ব্যবহৃত পদ্ধতি।

◈ গণসংখ্যা বহুভুজ : অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণি ব্যবধানের বিপরীত গণসংখ্যা নির্দেশকে বিন্দুসমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায়, তাই হলো গণসংখ্যা বহুভুজ।

◈ ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা অজিভ রেখা : কোনো উপাত্তের শ্রেণি বিন্যাসের পর শ্রেণি ব্যবধানের উচ্চসীমা x-অক্ষ বরাবর এবং শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা y-অক্ষ বরাবর স্থাপন করে ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র বা অজিভ রেখা পাওয়া যায়।

◈ কেন্দ্রীয় প্রবণতা : অনুসন্ধানাধীন অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে, উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিভূত হয়। আবার অবিন্যস্ত উপাত্তসমূহ গণসংখ্যা নিবেশন সারণিতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণিতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। অর্থাৎ, মাঝামাঝি একটি শ্রেণিতে গণসংখ্যা খুব বেশি হয়। বস্তুত উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জিভূত হওয়ার এই প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো : (1) গাণিতিক গড় (2) মধ্যক (3) প্রচুরক।

◈ গাণিতিক গড় : উপাত্তসমূহের মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তবে উপাত্তসমূহের গড় মান পাওয়া যায়। তবে উপাত্তসমূহের সংখ্যা যদি খুব বেশি হয় তাহলে এ পদ্ধতিতে গড় নির্ণয় করা সময়সাপেক্ষ, বেশ কঠিন ও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এ সকল ক্ষেত্রে উপাত্তসমূহ শ্রেণি বিন্যাসের মাধ্যমে সারণিবদ্ধ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হয়।

◈ শ্রেণিবিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় (সংক্ষিপ্ত পদ্ধতি)
শ্রেণিবিন্যাসকৃত উপাত্তে গাণিতিক গড় নির্ণয়ের জন্য সংক্ষিপ্ত পদ্ধতি হলো সহজ।
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ধাপসমূহ-
1। শ্রেণিসমূহের মধ্যমান নির্ণয় করা
2। মধ্যমানসমূহ থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমানিক গড় (a) ধরা
3। প্রত্যেক শ্রেণির মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করে তাকে শ্রেণি ব্যপ্তি দ্বারা ভাগ করে ধাপ বিচ্যুতি u = (মধ্যমান - আনুমানিক গড়/শ্রেণিব্যাপ্তি) নির্ণয় করা
4। ধাপ বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণির গণসংখ্যা দ্বারা গুণ করা
5। বিচ্যুতির গড় নির্ণয় করা এবং এর সাথে আনুমানিক গড় যোগ করে কাক্সিক্ষত গড় নির্ণয় করা।

◈ প্রচুরক
কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয়, সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। একটি উপাত্তের এক বা একাধিক প্রচুরক থাকতে পারে।

◈ শ্রেণি বিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়

অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
⬔ সঠিক উত্তরে টিক (✓) চিহ্ন দাও :
প্রশ্নঃ 1 : নিচের কোনটি দ্বারা শ্রেণি ব্যাপ্তি বোঝায়?
(ক) উপাত্তসমূহের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম উপাত্তের ব্যবধান
(খ) উপাত্তসমূহের মধ্যে প্রথম ও শেষ উপাত্তের ব্যবধান
☑ প্রত্যেক শ্রেণির অন্তর্ভুক্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য
(ঘ) প্রত্যেক শ্রেণির অন্তর্ভুক্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি

প্রশ্নঃ 2 : উপাত্তসমূহ সারণিভুক্ত করা হলে প্রতি শ্রেণিতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি?
(ক) শ্রেণি সীমা
(খ) শ্রেণির মধ্যবিন্দু
(গ) শ্রেণি সংখ্যা
☑ শ্রেণির গণসংখ্যা
[বি.দ্র. পাঠ্যবইয়ের উত্তর সঠিক নয়]

প্রশ্নঃ 3 : পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে বলা হয়-
(ক) প্রচুরক
☑ কেন্দ্রীয় প্রবণতা
(গ) গড়
(ঘ) মধ্যক

শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের 10 দিনের তাপমাত্রার (সেন্ট্রিগ্রেড) পরিসংখ্যান হলো 10°, 9°, 8°, 6°, 11°, 12°, 7°, 13°, 14°, 5°। এই পরিসংখ্যানের প্রেক্ষিতে (4-6) পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দাও।

প্রশ্নঃ 4 : উপরের সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক কোনটি?
(ক) 12°
(খ) 5°
(গ) 14°
☑ প্রচুরক নেই
ব্যাখ্যা : সবচেয়ে বেশি বার ঘটমান সংখ্যা হলো প্রচুরক। এখানে বারবার ঘটমান কোনো সংখ্যা নেই। সুতরাং এখানে প্রচুরক নেই।

প্রশ্নঃ 5 : উপরের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কোনটি?
(ক) 8°
(খ) 8.5°
☑ 9.5°
(ঘ) 9°

প্রশ্নঃ 6 : উপাত্তসমূহের মধ্যক কোনটি?
☑ 9.5°
(খ) 9°
(গ) 8.5°
(ঘ) 8°

নিচে তোমাদের স্কুলের 8ম শ্রেণির সমাপনী পরীক্ষায় বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণি দেওয়া হলো। এই সারণি থেকে (8-16) পর্যন্ত প্রশ্নের উত্তর দাও :

শ্রেণি ব্যাপ্তি

31-40

41-50

51-60

61-70

71-80

81-90

91-100

গণসংখ্যা

6

12

16

24

12

8

2

ক্রমযোজিত গণসংখ্যা

6

18

34

58

70

78

80


প্রশ্নঃ 8 : উপাত্তসমূহের কয়টি শ্রেণিতে বিন্যস্ত করা হয়েছে?
(ক) 6
☑ 7
(গ) 8
(ঘ) 9

প্রশ্নঃ 9 : সারণিতে উপস্থাপিত উপাত্তের শ্রেণি ব্যাপ্তি কত?
(ক) 5
(খ) 9
☑ 10
(ঘ) 15

প্রশ্নঃ 10 : 4র্থ শ্রেণির মধ্যমান কত?
(ক) 71.5
(খ) 61.5
(গ) 70.5
(ঘ) 75.6
[বি.দ্র. সঠিক উত্তর 65.5]

প্রশ্নঃ 11 : উপাত্তের মধ্যক শ্রেণি কোনটি?
(ক) 41-50
(খ) 51-60
☑ 61-70
(ঘ) 71-80

প্রশ্নঃ 12 : মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত গণসংখ্যা কত?
(ক) 18
☑ 34
(গ) 58
(ঘ) 70
[বি.দ্র. পাঠ্যবইয়ের উত্তর সঠিক নয়]

প্রশ্নঃ 13 : মধ্যক শ্রেণির নিম্নসীমা কত?
(ক) 41
(খ) 51
☑ 61
(ঘ) 71
ব্যাখ্যা : মধ্যক শ্রেণি হলো (61 - 70), এর নিম্ন সীমা 61।

প্রশ্নঃ 14 : মধ্যক শ্রেণির গণসংখ্যা কত?
(ক) 16
☑ 24
(গ) 34
(ঘ) 58
ব্যাখ্যা : মধ্যক শ্রেণি হলো (61 - 70), এই শ্রেণির গণসংখ্যা হলো 24।

প্রশ্নঃ 15 : উপস্থাপিত উপাত্তের মধ্যক কত?
(ক) 63
☑ 63.5
(গ) 65
(ঘ) 65.5

প্রশ্নঃ 16 : উপস্থাপিত উপাত্তের প্রচুরক কত?
(ক) 61.4
(খ) 61
(গ) 70
(ঘ) 70.4
[বি.দ্র. সঠিক উত্তর 65]

প্রশ্নঃ 17 : কোনো স্কুলের 10ম শ্রেণির 49 জন শিক্ষার্থীর ওজন (কিলোগ্রাম) হলো :
45, 50, 55, 51, 56, 57, 56, 60, 58, 60, 61, 60, 62. 60, 63, 64, 60, 61, 63, 66, 67, 61, 70, 70, 68, 60, 63, 61, 50, 55, 57, 56, 63, 60, 62, 56, 67, 70, 69, 70, 69, 68, 70, 60, 56, 58, 61, 63, 64।
(ক) শ্রেণি ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি কর।
(খ) সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
(গ) গণসংখ্যা নিবেশন সারণিতে উপস্থাপিত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁক।

সমাধান :
(ক)
এখানে ওজন নির্দেশক উপাত্তের সবচেয়ে ছোট সংখ্যা 45 এবং বড় সংখ্যা 70। উপাত্তের পরিসর = (70 - 45) + 1 = 26
দেওয়া আছে, শ্রেণি ব্যবধান = 5
শ্রেণি সংখ্যা = 26/5 = 5.2 বা 6
অতএব 45 থেকে শুরু করে শ্রেণি ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করা হলো।

ওজন (কিলোগ্রাম)শ্রেণি

ট্যালি চিহ্ন

গণসংখ্যা (fi)

45-49

1

50-54

|||

3

55-59

卌卌|

11

60-64

卌卌卌卌||

22

65-69

卌||

7

70-74

5


n = 49


সমাধান :
(খ)
[ক] হতে প্রাপ্ত গণসংখ্যা সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে অনুসৃত ধাপের আলোকে গড় নির্ণয়ের সারণি নিম্নরূপ :

ওজন (কিলোগ্রাম)শ্রেণি

শ্রেণির মধ্যমান(xi)

গণসংখ্যা(fi)

বিচ্যুতি সংখ্যা

ui = x-a/h

গণসংখ্যা × বিচ্যুতিসংখ্যা(fiui)

45-49

47

1

- 3

- 3

50-54

52

3

- 2

- 6

55-59

57

11

-1

- 11

60-64

62

22

0

0

65-69

67

7

1

7

70-74

72

5

2

10

n = 49

Sfiui = - 3

এখন, অনুমিত শ্রেণির মধ্যবিন্দু = 62
শ্রেণি ব্যবধান = 5
আমরা জানি, গড় -x = a + Σfiuin × h যেখানে,
= 62 + - 3/49 × 5
= 62 - 15/49
= 62 - 0.3061
= 61.69
∴ শিক্ষার্থীদের ওজনের আনুমানিক গড় 61.69 কেজি। (উত্তর)

SSC গণিত সমাধান সৃজনশীল (Srijonshil) এবং বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর অনুশীলনী-১৭

সমাধান :
(গ)
‘খ’ তে প্রাপ্ত গড় নির্ণয়ের সারণি হতে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করা যায়। এখানে প্রাপ্ত উপাত্ত বিচ্ছিন্ন। এক্ষেত্রে শ্রেণি ব্যবধানের মধ্যবিন্দু বের করে সরাসরি গণসংখ্যা বহুভুজ আঁকা সুবিধাজনক। x-অক্ষ ও y-অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে সারণিতে উপস্থাপিত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়েছে। মূলবিন্দু থেকে 42 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান বোঝাতে x-অক্ষে ভাঙ্গা চি‎হ্ন ব্যবহার করা হয়েছে।
নবম-দশম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন সমাধান অনুশীলনী-১৭
SSC Exam Preparation Complete General Math Solution pdf download 2023. class 9 math solution, class 9 math solution pdf, class 9 math solution pdf 2023, class 9-10 math solution, class 9-10 math solution pdf download, class 10 math solution, class 10 math solution pdf download, ssc math solution, ssc math solution pdf, ssc math solution 2023, ssc math solution pdf 2023.৯ম-১০ম শ্রেণির গণিত বই সমাধান, ৯ম শ্রেণির গণিত সমাধান গাইড, ৯ম শ্রেণির অংক গাইড, ১০ম শ্রেণির অংক গাইড, ৯ম শ্রেণির অংক গাইড pdf, ১০ম শ্রেণির অংক গাইড pdf, ১০ম শ্রেণির গণিত সমাধান গাইড, ৯ম শ্রেণির গণিত সমাধান গাইড পিডিএফ ডাউনলোড, ১০ম শ্রেণির গণিত সমাধান গাইড পিডিএফ ডাউনলোড, নবম-দশম শ্রেণীর গণিত গাইড বই ডাউনলোড ২০২৩ পিডিএফ, এসএসসি গণিত সমাধান গাইড pdf.নবম-দশম শ্রেণির গণিত সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন সমাধান গাইড।

৯ম-১০ম শ্রেণি
সাধারণ গণিত সমাধান
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি।
SSC General Math Solution Download pdf version.
Exercise-17
Share: