HSC রসায়ন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১ pdf download

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ২য় পত্র
অধ্যায়-১

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Chemistry 2nd Paper
Chapter-1
MCQ
Question and Answer pdf download

১. "অণুগুলোর গতিবেগ গ্যাসের উপর আরোপিত তাপমাত্রার উপর নির্ভরশীল"-এটি কার গাণিতিক ব্যাখ্যা হতে দেখা যায়?
[ক] বয়েসের
[খ]চার্লসের
[গ] গ্যা-লুসাকের
[ঘ] অ্যাভোগড্রোর
সঠিক উত্তর: [খ]

২. পানিচক্রে পানি প্রবাহের সময় পানিতে কি দ্রবীভূত হয়?
[ক] এসিড
[খ]ক্ষারক
[গ] লবণ
[ঘ] বর্জ্য
সঠিক উত্তর: [গ]

৩. স্থির তাপমাত্রায় চাপ বনাম আয়তনের লেখচিত্রটি কেমন হবে?
[ক] উপবৃত্তীয়
[খ]পরাবৃত্তীয়
[গ] বৃত্তীয়
[ঘ] অধিবৃত্তীয়
সঠিক উত্তর: [ঘ]

৪. গ্রীন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসটি কী?
[ক] NO2
[খ]No
[গ] Co
[ঘ] CO2
সঠিক উত্তর: [ঘ]

৫. গ্যাসের আয়তন 1400 হলে কেলভিন স্কেলে তাপমাত্রা কত পাওয়া যাবে?
[ক] 273 K
[খ]373 K
[গ] 473 K
[ঘ] 473 K
সঠিক উত্তর: [গ]

৬. গ্রীষ্ম ও বর্ষাকালে বায়ুমন্ডলে কী বৃদ্ধির কারণে বিরূপ পৃকৃতির আবহাওয়ার সৃষ্টি হয়ে থাকে?
[ক] জলীয় বাষ্প
[খ]অক্সিজেন
[গ] নাইট্রোজেন
[ঘ] হাইড্রোজেন
সঠিক উত্তর: [ক]

৭. গ্যাসের অণুসমূহ সর্বদা অতিদ্রুত গতিতে ছুটাছুটি করে-
[ক] চক্রপথে
[খ]গোলাকার পথে
[গ] সরলপথে
[ঘ] উঁচু নিচু পথে
সঠিক উত্তর: [গ]

৮. কোন উৎসের পানিকে প্রাকৃতিক পতিত পানি বলা হয়?
[ক] বৃষ্টির পানি
[খ]নদীর পানি
[গ] ঝরনার পানি
[ঘ] হিমবাহের পানি
সঠিক উত্তর: [ক]

১০. ভূ-পৃষ্ঠ হতে কম উচ্চতা পর্যন্ত অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে?
[ক] 160 M
[খ]1600 M
[গ] 160 km
[ঘ] 1600 km
সঠিক উত্তর: [ঘ]
১১. স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়লে-
[ক] আয়তন বাড়বে
[খ]আয়তন কমবে
[গ] আয়তন স্থির থাকবে
[ঘ] ঘনত্ব কমবে
সঠিক উত্তর: [খ]

১২. ওজোনস্তর ক্ষয়রোধে CFC এর বিকল্প হিসেবে কোন জাতীয় যৌগের ব্যবহারের প্রস্তাব করা হয়েছে?
[ক] ক্ষার ধাতু
[খ]মৃৎক্ষার ধাতু
[গ] হাইড্রোহ্যালো অ্যালকেন
[ঘ] অ্যালকেন
সঠিক উত্তর: [গ]

১৩. ডাল্টনের আংশিক চাপসূত্র কার্যকর হবে-
i. যখন চাপ উচ্চ থাকে
ii. যখন চাপ নিম্ন থাকে
iii. যখন তাপমাত্রা উচ্চ থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

১৪. ব্যাপন কোন ধরেনের প্রক্রিয়া?
[ক] সালোকসংশ্লেষণ
[খ]অভিস্রবণ
[গ] স্বতঃস্ফুর্ত
[ঘ] নিঃসরণ
সঠিক উত্তর: [গ]

১৫. শিল্পের মারাত্মকভাবে বায়ুর দূষণ ঘটিয়ে থাকে-
[ক] গ্যাসীয় বর্জ্য
[খ]তরল বর্জ্য
[গ] কঠিন বর্জ্য
[ঘ] ধুলাবালি
সঠিক উত্তর: [ক]

১৬. গে-লুসাকের চাপ সূত্রে মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়-
[ক] চাপ ও তাপমাত্রার মধ্যে
[খ]চাপ ও আয়তনের মধ্যে
[গ] তাপমাত্রা ও আয়তনের মধ্যে
[ঘ] তাপ ও ঘনমাত্রার মধ্যে
সঠিক উত্তর: [ক]

১৭. এসিড বৃষ্টির অন্যতম উপাদান কোনটি?
[ক] ক্লোরোফ্লোরোকার্বন
[খ]বস্তুকণা
[গ] SO2
[ঘ] CO
সঠিক উত্তর: [গ]

১৮. নিচের কোনটির প্রভাবে ওজোন স্তরের ক্ষয় সৃষ্টি হয়?
[ক] মিথেন
[খ]CO2
[গ] হাইড্রোফ্লোরোকার্বন
[ঘ] ক্লোরোফ্লোরোকার্বন
সঠিক উত্তর: [ঘ]

১৯. অ্যামগা বক্র কে প্রথম পর্যবেক্ষণ করেন?
[ক] অ্যঅভোগ্যাড্রো
[খ]ডাল্টন
[গ] বিজ্ঞানী অ্যামাগা
[ঘ] নিউটন
সঠিক উত্তর: [গ]

২০. গে-লুসাকের সূত্রানুসারে গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সাথে কীভাবে সম্পর্কযুক্ত?
[ক] সমানুপাতিক
[খ]বর্গের সমানুপাতিক
[গ] বর্গমূল্যের সমানুপাতিক
[ঘ] ব্যস্তানুপাতিক
সঠিক উত্তর: [ক]

২১. শিল্পগতভাবে নাইট্রোজেন আবদ্ধকরণের প্রক্রিয়া কোনটি?
[ক] ফ্রিডেল ক্যাফটকজ বিক্রিয়া
[খ]অসওয়াল্ড পদ্ধতি
[গ] হেবার-বস পদ্ধতি
[ঘ] থার্মিট প্রক্রিয়া
সঠিক উত্তর: [গ]

২২. লিটার বায়ুচাপ এককে মোলার গ্যাস ধ্রুবক R এর মান কত?
[ক] 0. 082
[খ]0. 831
[গ] 1. 987
[ঘ] 9. 316
সঠিক উত্তর: [ক]

২৩. পৃথিবীপৃষ্ঠ তাপ শোষণের পরে তাপ-
[ক] বিকিরণ করে
[খ]উত্তপ্ত করে
[গ] ঠান্ডা করে
[ঘ] নিঃশেষ করে
সঠিক উত্তর: [ক]

২৪. চামড়া শিল্পের প্রধান নিচের কোনটি?
[ক] সালফাইড
[খ]হাইড্রোকার্বন
[গ] অ্যালডিহাইড
[ঘ] এসিড বাষ্প
সঠিক উত্তর: [ক]

২৫. ভূ-অভ্যন্তর ভাগ থেকে কোন পর্যন্ত আমাদের পরিবেশ বিস্তৃত?
[ক] ওজোনস্তর
[খ]ভূ-পৃষ্ঠ
[গ] সমুদ্রপৃষ্ঠ
[ঘ] আয়নমন্ডল
সঠিক উত্তর: [ক]

২৬. কোন যৌগ হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে শরীরে O2 প্রবাহ বাঁধা সৃষ্টি করে?
[ক] CO2
[খ]NO
[গ] CO
[ঘ] H2S
সঠিক উত্তর: [গ]

২৭. CFC কোন বিক্র্রিয়ার মাধ্যমে ওজোন স্তর ক্ষয় করে?
[ক] চেইন বিক্রিয়া
[খ]যুত বিক্রিয়া
[গ] অপসারণ বিক্রিয়া
[ঘ] প্রতিস্থাপন বিক্রিয়া
সঠিক উত্তর: [ক]

২৮. বিস্তীর্ণ এলাকার বায়ু হঠাৎ উপরের দিকে উঠে গিয়ে কী সৃষ্টি করে?
[ক] অতিরিক্ত তাপ
[খ]অতিরিক্ত চাপ
[গ] বায়ু শূন্যতার
[ঘ] বায়ু আধিক্য
সঠিক উত্তর: [গ]

২৯. নকিং রোধের কারণে কীসের সাথে TEL মিশ্রিত করা হয়?
[ক] পেট্রোল
[খ]ডিজেল
[গ] কেরোসিন
[ঘ] মবিল
সঠিক উত্তর: [ক]

৩০. রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্রীনহাউজ গ্যাসের-
i. বায়ুমন্ডলে প্রধান উৎস অ্যারোসল
ii. প্রকৃতি নিষ্ক্রিয় ও দাহ্য
iii. তাপধারণ ক্ষমতা মিথেনের চেয়ে বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]i ও iii
[গ] ii
[ঘ] iii
সঠিক উত্তর: [খ]

৩১. জন ডাল্টনের পেশা কী ছিল?
[ক] শিক্ষকতা
[খ]ব্যবসায়ী
[গ] পদার্থবিদ
[ঘ] দার্শনিক
সঠিক উত্তর: [ক]

৩২. করিওলিস প্রভাব মূলত কী?
[ক] পৃথিবীর মূর্ণন প্রক্রিয়া
[খ]চাঁদের প্রভাব দ্বারা সংঘটিত আবর্তন
[গ] পৃথিবীর আবর্তনজনিত শক্তি দ্বারা সংঘটিত প্রভাব
ঘ) বায়ু প্রবাহ দ্বারা সংঘটিত প্রভাব
সঠিক উত্তর: [গ]

৩৩. সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে কত যোগ করলে পরম তাপমাত্রা পাওয়া যায়?
[ক] 273
[খ]0
[গ] 2
[ঘ] 273
সঠিক উত্তর: [ঘ]

৩৪. বয়েলের সূত্রে কী স্থির থাকে?
[ক] চাপ খ)তাপমাত্রা
[গ] ঘনমাত্রা
[ঘ] আয়তন
সঠিক উত্তর: [খ]

৩৫. বায়ুমন্ডলের শতকরা কত ভাগ 30 km উচ্চতার মধ্যে থাকে?
[ক] 50 ভাগ
[খ]19 ভাগ
[গ] 59 ভাগ
[ঘ] 99 ভাগ
সঠিক উত্তর: [ঘ]

৩৬. Cd ধাতু শোষণের ফলে সৃষ্ট রোগের নাম কী?
[ক] অ্যানিমিয়া
[খ]ম্যালেরিয়া
[গ] ইটাই-ইটাই
[ঘ] বাতজ্বর
সঠিক উত্তর: [গ]

৩৭. খুব কম গ্যাসই চার্লসের সূত্র মেনে চলে-
i. সাধারণ তাপমাত্রায়
ii. সাধারণ চাপে
iii. সাধারণ আয়তনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৩৮. বায়ুমন্ডলে নিক্ষিপ্ত CH4 গ্যাস সক্রিয় থাকে প্রায়-
ক) 5 বছর
[খ]11 বছর
[গ] 16 বছর
[ঘ] 18 বছর
সঠিক উত্তর: [খ]

৩৯. কোনো তরলীকৃত গ্যাসের তাপমাত্রা 5K। সেলসিয়াস স্কেলে তা কত?
[ক] 2680C
[খ]-2730C
[গ] 2730C
[ঘ] -2780C
সঠিক উত্তর: [খ]

৪০. গ্রীন হাউজ প্রবাবে সক্রিয় ভূমিকা পালন করে কোনটি?
[ক] CH4
[খ]C2H4
[গ] C2H2
[ঘ] C2H6
সঠিক উত্তর: [ক]

৪১. ব্রনস্টেড-লাউরীর তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়?
[ক] 1902
[খ]1903
[গ] 1923
[ঘ] 1932
সঠিক উত্তর: [গ]

৪২. কোন বায়ু অধিক পরিমাণে জলীয় বাষ্প ধারণ করে?
[ক] শীতল বায়ু
[খ]উষ্ণ বায়ু
[গ] হালকা বায়ু
[ঘ] ঘন বায়ু
সঠিক উত্তর: [খ]

৪৩. বাস্তব গ্যাসমমূহ PV=nRT সমীকরণ গ্যাসের গতিতত্ত্বের কয়টি স্বীকার্যের জন্য প্রযোজ্য হয় না?
[ক] একট
[খ]দুইটি
[গ] তিনটি
[ঘ] চারটি
সঠিক উত্তর: [খ]

৪৪. গে-লুসাকের চাপীয় সূত্রের ক্ষেত্রে প্রয়োজন-
i. চাপ
ii. পরম তাপমাত্রা
iii. স্থির আয়তন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]ii
[গ] ii ও iii
[ঘ] iii
সঠিক উত্তর: [গ]

৪৫. চট্টগ্রামের কোন নদীতে মাছের ডিম পাড়ার জন্য উপযুক্ত?
[ক] ডিমলা
[খ]হালদা
[গ] কর্ণফুলি
[ঘ] নাফ
সঠিক উত্তর: [খ]

৪৬. গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য?
[ক] কঠিন
[খ]গ্যাসীয়
[গ] তরল
[ঘ] প্লাজমা
সঠিক উত্তর: [খ]

৪৭. রং শিল্পের প্রধান দূষক উপাদান নিচের কোনটি?
[ক] নাইট্রোবেনজিন
[খ]হাইড্রোকার্বন
[গ] ধোঁয়া
[ঘ] উড়ন্ত ছাই
সঠিক উত্তর: [ক]

৪৮. গে-লুসাকের সূত্র মতে নিচের কোনটি সঠিক?
[ক] P & T
[খ]T & P
[গ] x & y
[ঘ] V & n
সঠিক উত্তর: [ক]

৪৯. ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় কোথায়?
[ক] সমুদ্রের তলদেশে
[খ]গভীর সমুদ্রে
[গ] নদীর ধারে
[ঘ] সবুজ বনায়নে
সঠিক উত্তর: [খ]

৫০. দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড়মানকে কী বলে?
[ক] অণুর ভর
[খ]অণুর দূরত্ব
[গ] গড়মুক্ত পথ
[ঘ] সংঘর্ষ পথ
সঠিক উত্তর: [গ]

৫১. গে-লুসাকের চাপের সূত্রের লেখ কীরূপ?
[ক] উপবৃত্তাকার
[খ]পরাবৃত্তাকার
[গ] অধিবৃত্তাকার
[ঘ] সরলরৈখিক
সঠিক উত্তর: [ঘ]

৫২. গ্যাস আয়তন সূত্র কে প্রদান করেন?
[ক] বয়েল
[খ]চার্লস
[গ] গে-লুসাক
[ঘ] অ্যাভোগেড্রো
সঠিক উত্তর: [গ]

৫৩. গ্যাস সূত্রসমূহের প্রয়োগের ও সূত্রের মেনে চলার যথার্থতার উপর ভিত্তি করে গ্যাসকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
[ক] ২
[খ]৩
[গ] ৪
[ঘ] ৫
সঠিক উত্তর: [ক]

৫৪. ধাতু সংকর কোন জাতীয় দ্রব্য-
[ক] কঠিন-কঠিন
[খ]তরল-তরল
[গ] কঠিন-তরল
[ঘ] তরল-কঠিন
সঠিক উত্তর: [ক]

৫৫. আয়তনের মাত্রা নিচের কোনটি?
[ক] দৈর্ঘ্যের মাত্রা
[খ](দৈর্ঘ্যের মাত্রা)2
[গ] (দৈর্ঘ্যের মাত্রা)3
[ঘ] প্রস্থের মাত্রা
সঠিক উত্তর: [গ]

৫৬. শরীরের আয়নিক সাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কী?
[ক] বায়ু
[খ]মাটি
[গ] পানি
[ঘ] গাছপালা
সঠিক উত্তর: [গ]

৫৭. কোন প্রক্রিয়ায় সেন্টের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে?
[ক] ব্যাপন
[খ]নিঃসরণ
[গ] অণুব্যাপন
[ঘ] অভিস্রবণ
সঠিক উত্তর: [ক]

৫৮. গ্যাসের ব্যাপন হারের ওপর প্রভাব বিস্তারকারী নিয়মকগুলো-
i. চাপ
ii. তাপমাত্রা
iii. আণবিক ভর

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৫৯. ভূ-পৃষ্ঠে আবহাওয়ার সমূদয় কর্মকান্ড সংঘটিত হয়ে কোন স্তরে?
[ক] থার্মোস্ফিয়ার
[খ]ট্রপোস্ফিয়ার
[গ] মেসোস্ফিয়ার
[ঘ] স্ট্রাটোস্ফিয়ার
সঠিক উত্তর: [খ]

৬০. কোনটি বায়ুতে অতিরিক্ত মিশে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে?
[ক] N2
[খ]O2
[গ] NH3
[ঘ] O3
সঠিক উত্তর: [গ]

৬১. ডাল জাতীয় উদ্ভিদের পচনের ফলে কী উৎপন্ন হয়?
[ক] রাসায়নিক সার
[খ]সবুজ সার
[গ] অ্যামোনিয়া
[ঘ] প্রোটিন
সঠিক উত্তর: [খ]

৬২. সমচাপ রেখা কখন পাওয়া যায়?
[ক] আয়তন বনাম সময়ের লেখচিত্রে
[খ]আয়তন বনাম ঘনত্বের লেখচিত্রে
[গ] আয়তন বনাম পরম তাপমাত্রার বিপরীত লেখচিত্রে
[ঘ] ঘনত্ব বনাম পরম তাপমাত্রার লেখচিত্রে
সঠিক উত্তর: [গ]

৬৩. “গ্যাস অণুর গতিবেগ বিতরণ সূত্র”- কে আবিষ্কার করেন?
[ক] বোল্টজম্যান `
[খ]ম্যাক্সওয়েল
[গ] নিউটন
[ঘ] ক্লসিয়াস
সঠিক উত্তর: [খ]

৬৪. কোন গ্যাসকে সহজেই তরলীকরণ করা যায়-
i. যে গ্যাসের হিমাংক বেশি
ii. যে গ্যাসের সংকট তাপমাত্রা বেশি
iii. যে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]ii
[গ] ii ও iii
[ঘ] iii
সঠিক উত্তর: [গ]

৬৫. ক্লোরোফ্লোরোকার্বনের প্রধান উৎস-
i. জীবাশ্ম জ্বালানি
ii. শীতাতপ নিয়ন্ত্রক
iii. তরল প্রসাধনীর সঞ্চালক

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]ii
[গ] ii ও iii
[ঘ] iii
সঠিক উত্তর: [গ]

৬৬. গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যসমূহ কয় ভাগে ভাগ বিভক্ত?
[ক] ২ ভাগে
[খ]৩ ভাগে
[গ] ভাগে
[ঘ] ৫ ভাগে
সঠিক উত্তর: [ক]

৬৭. IPCC এর গবেষণার ফলাফল অনুসারে আগামী 2150 সালে পৃথিবীর তাপমাত্রা কত বৃদ্ধি পাবে?
[ক] 1. 8%
[খ]2. 8%
[গ] 3. 8%
[ঘ] 4. 8%
সঠিক উত্তর: [গ]

৬৮. পানিতে আর্সেনিক কয়ভাবে থাকতে পারে?
[ক] দুই
[খ]তিন
[গ] চার
[ঘ] পাঁচ
সঠিক উত্তর: [গ]

৬৯. প্রমাণ অবস্থায় Hg চাপ কত?
[ক] 22. 4 mm
[খ]76. 0mm
[গ] 76. 0 m ঘ) 760 mm
সঠিক উত্তর: [ঘ]

৭০. আদর্শ গ্যাস মেনে চলে-
i. বয়েলের সূত্র
ii. চার্লসের সূত্র
iii. অ্যাভোগাড্রোর সূত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i ও iii
[গ] ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৭১. বায়ুর উপাদানের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?
[ক] নাইট্রোজেন
[খ]অক্সিজেন
[গ] কার্বন ডাই অক্সাইড
[ঘ] নিয়ন
সঠিক উত্তর: [ক]

৭২. কোন সূত্রের সাহায্যে ডাল্টনের আংশিক চাপ সূত্র ব্যাখ্যা করা যায়?
[ক] চার্লসের সূত্র
[খ]বয়েলের সূত্র
[গ] গ্রাহামের সূত্র
[ঘ] নিউটনের সূত্র
সঠিক উত্তর: [খ]

৭৩. মিথাইল অরেঞ্জ দ্বারা নিচের কোনটির নির্ণয় করা যায়?
[ক] পানির অম্লত্ব
[খ]পানির ক্ষারকত্
[গ] স্থায়ী খরতা
[ঘ] অস্থায়ী খরতা
সঠিক উত্তর: [ঘ]

৭৪. গ্যাস অণুসমূহ-
[ক] গতিশীল
[খ]স্থিতিশীল
[গ] অবিভাজ্য
[ঘ] নিষ্কিয়
সঠিক উত্তর: [ক]

৭৫. সূক্ষ্ম দূষক পদার্থসমূহ কোন প্রক্রিয়ায় বায়ুতে মিশে থাকে?
[ক] সালোকসংশ্লেষণ
[খ]ব্যাপন
[গ] অভিস্রবণ
[ঘ] ভার্নালাইজেশন
সঠিক উত্তর: [খ]

৭৬. এ শতাব্দীর শেষ নাগাদ মানুষ ভয়ঙ্কর কোন বিপর্যয়ের সম্মুখীন হবে?
[ক] প্রাকৃতিক
[খ]অর্থনৈতিক
[গ] সামাজিক
[ঘ] কৃত্রিম
সঠিক উত্তর: [ক]

৭৭. অ্যাভোগেড্রোর ধ্রুবক NA=?
[ক] 6. 022×1023
[খ]6. 022×1022
[গ] 6. 022×1024
[ঘ] 6. 022×1021
সঠিক উত্তর: [ক]

৭৮. সোডিয়াম ক্লোরাইডের সংকেতে এর ভর কত?
[ক] 5. 8
[খ]8. 5
[গ] 58. 5
[ঘ] 85. 5
সঠিক উত্তর: [গ]

৭৯. আরহেনিয়াসের আয়নিক মতবাদ কত সালে প্রকাশিত হয়?
[ক] 1788
[খ]1878
[গ] 1887
[ঘ] 1897
সঠিক উত্তর: [গ]

৮০. অসওয়াল্ড প্রণালিতে প্রভাবক হিসেবে কী ব্যবহার করা হয়?
[ক] প্লাটিনাম
[খ]আয়রন
[গ] ভেনাডিয়াম
[ঘ] নাইট্রিক এসিড
সঠিক উত্তর: [ক]

৮১. কোন প্রক্রিয়াটি স্বত:স্ফূর্তভাবে ঘটে?
[ক] নি:সরণ
[খ]অণুব্যাপন
[গ] ব্যাপন
[ঘ] চাপ
সঠিক উত্তর: [গ]

৮২. বায়ুর উপাদান হচ্ছে-
i. নাইট্রোজেন
ii. অক্সিজেন
iii. কার্বন ডাইঅক্সাইড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৮৩. NOx এর প্রধান উৎস কোনটি?
[ক] জীবাষ্ম জ্বালানি
[খ]দাবানল
[গ] তাপবিদ্যুৎ কেন্দ্র
[ঘ] সালফার নিষ্কাশন
সঠিক উত্তর: [গ]

৮৪. বয়েলের সূত্র পরীক্ষার জন্য কয়টি সমান আয়তনের সিরিঞ্জ নিতে হবে?
[ক] একটি
[খ]দুইটি
[গ] তিনটি
[ঘ] চারটি
সঠিক উত্তর: [গ]

৮৫. ভূ-পৃষ্ঠ থেকে যতই উপরে উঠা যায় ততই বায়ুর কী কমতে থাকে?
[ক] ঘনত্ব
[খ]উপাদান
[গ] তাপমাত্রা
[ঘ] সৌরশক্তি
সঠিক উত্তর: [ক]

৮৬. লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ের গুটিতে বসবাস করে-
[ক] অ্যাজোব্যাক্টর
[খ]সিবায়োটিক জীবাণু
[গ] নাইট্রোব্যাক্টর
[ঘ] অ্যামিনো এসিড
সঠিক উত্তর: [খ]

৮৭. অতিবেগুনি রশ্মিকে শোষণ করে কোন স্তরের O3 গ্যাস?
[ক] মেসোস্কিয়ার
[খ]ট্রোপোস্ফিয়ার
[গ] স্ট্র্যাটোস্ফিয়ার
[ঘ] থার্মোস্ফিয়ার
সঠিক উত্তর: [গ]

৮৮. কোনটির হিমোগ্লোবিনের প্রতি আসক্তি সর্বাধিক?
[ক] CO
[খ]O2
[গ] NO
[ঘ] CO2
সঠিক উত্তর: [ক]

৮৯. CI3CF এর CO2 এর সাপেক্ষে তাপ ধরে রাখার ক্ষমতা কত?
[ক] 140
[খ]1400
[গ] 14600
[ঘ] 17000
সঠিক উত্তর: [গ]

৯০. ভারী ধাতু হতে মানবদেহে কোন রোগের সৃষ্টি হয়?
[ক] কলেরা
[খ]টাইফয়েড
[গ] ক্যান্সার
[ঘ] হাম
সঠিক উত্তর: [গ]

৯১. অ্যাভোগেড্রোর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়?
[ক] Z
[খ]A
[গ] K
[ঘ] N
সঠিক উত্তর: [ঘ]

৯২. জুল থমসন প্রভাব প্রয়োগ করে-
i. গ্যাসকে সংকুচিত করা যায়
ii. গ্যাসের অণুসমূহের আন্ত:কণা আকর্ষণ বৃদ্ধি করা যায়
iii. অণু সমূহের গতিশক্তি বৃদ্ধি করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i
[গ] iii
[ঘ] ii
সঠিক উত্তর: [ক]
রসায়ন ২য় পত্র অধ্যায়-১ বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি - HSC Chemistry 2nd Paper Chapter-1 MCQ with Answer
৯৩. গ্যাসের মোট গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার-
[ক] ব্যস্তানুপাতিক
[খ]সমানুপাতিক
[গ] সমান
[ঘ] বর্গ
সঠিক উত্তর: [খ]

৯৪. বায়ুমন্ডলকে সাধারণত কয়টি প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছে?
[ক] দুটি
[খ]তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
সঠিক উত্তর: [গ]

৯৫. নির্দিষ্ট তাপমাত্রা ও আয়তনে গ্যাস মিশ্রণের চাপই-
[ক] মোট চাপ
[খ]সর্বোচ্চ চাপ
[গ] সর্বনিম্ন চাপ
[ঘ] আংশিক চাপ
সঠিক উত্তর: [ক]

৯৬. পরমশূন্য তাপমাত্রা কোনটি?
[ক] 2730C
[খ]-2730C
[গ] 00C
[ঘ] 320F
সঠিক উত্তর: [খ]

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
A+H2→B + CO2→ইউরিয়া।

৯৭. উদ্দীপকের A নিচের কোনটি?
[ক] CH4
[খ]N2
[গ] NH3
[ঘ] s
সঠিক উত্তর: [খ]

৯৮. B যৌগটিতে কত প্রকার বন্ধন বিদ্যমান?
[ক] 1
[খ]2
[গ] 3
[ঘ] 4
সঠিক উত্তর: [ক]

৯৯. উদ্দীপকের B পদার্থটি-
i. ক্ষারধর্মী
ii. নাইট্রোজেনের হাইড্রাইড
iii. বজ্রপাতের সময় উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]iii
[গ] i
[ঘ] ii
সঠিক উত্তর: [ক]

You may also read...
HSC Chemistry 2nd Paper
MCQ
Question and Answer pdf download

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ২য় পত্র
অধ্যায়-২


Share:

HSC রসায়ন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-২ pdf download

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ২য় পত্র
অধ্যায়-২
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Chemistry 2nd Paper
Chapter-2
MCQ
Question and Answer pdf download

১. অপ্রতিসম জৈব যৌগ-
i. বিউটিন-1
ii. বিউটিন-2
iii. পেন্টিন-2

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]i ও iii
[গ] iii
[ঘ] ii
সঠিক উত্তর: [খ]

২. কার্বিল অ্যামিন বিক্রিয়া কোনটি সনাক্তকরণে ব্যবহার করা হয়?
[ক] অ্যালকোহল
[খ]অ্যালডিহাইড
[গ] ক্লোরোফর্ম
[ঘ] কিটোন
সঠিক উত্তর: [গ]

৩. কোনটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ?
[ক] –OH
[খ]-NO2
[গ] -CH3
[ঘ] -NH2
সঠিক উত্তর: [খ]

৪. জৈব যৌগের প্রাচুর্যতার কারণ-
i. ক্যাটেনেশন
ii. সমাণুকরণ
iii. কার্বনের চতুর্যোজ্যতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৫. অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
[ক] অ্যালডিহাইড
[খ]কিটোন
[গ] অ্যালকোহল
[ঘ] এসিড
সঠিক উত্তর: [ঘ]

৬. উর্টজ বিক্রিয়ায় উৎপন্ন কী?
[ক] অ্যালকিন
[খ]অ্যালকেন
[গ] অ্যালকাইন
[ঘ] অ্যালকোহল
সঠিক উত্তর: [খ]

৭. দশটি কার্বন পরস্পর যুক্ত হয়ে গঠিত অ্যালকেনের নাম কী?
[ক] অক্টেন
[খ]ননেন
[গ] উন ডেকেন
[ঘ] ডেকেন
সঠিক উত্তর: [ঘ]

৮. কোনটি থেকে ল্যাকটিক এসিড পাওয়া যায়?
[ক] দধি
[খ]লেবু
[গ] ইক্ষু
[ঘ] গল বীচি
সঠিক উত্তর: [ক]

৯. পরম অ্যালকোহল কী?
[ক] 90% ইথানল
[খ]অবিশুদ্ধ ইথানল
[গ] বিশুদ্ধ ইথানল
[ঘ] ইথানল ও পানি
সঠিক উত্তর: [গ]

১০. C2H5-O-C2H7 - O - CH3 যৌগদ্বয় পরস্পরের কী ধরনের সমাণু?
[ক] কার্যকরী মূলক
[খ]চেইন সমাণু
[গ] টটোমারিজম
[ঘ] মেটামারিজম
ঠিক উত্তর: [ঘ]

১১. অ্যালকাইল-১এর মৃদু অম্লতা পরীক্ষায় ব্যবহৃত বিকারক কোনটি?
[ক] অ্যামোনিয়াক্যাল সিলভার নাইট্রেট
[খ]সোয়েটজার বিকারক
[গ] ফেহলিং দ্রবণ
[ঘ] সিফ বিকারক
সঠিক উত্তর: [ক]

১২. "অ্যারোমা" শব্দের অর্থ কী?
[ক] সুমিষ্ট গন্ধ
[খ]দুর্গন্ধ
[গ] ঝাঁঝালো গন্ধ
[ঘ] গন্ধ
সঠিক উত্তর: [ক]

১৩. Moisturizing Cream প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?
[ক] মিথানল
[খ]ইথানল
[গ] প্রোপানল
[ঘ] সরবিল
সঠিক উত্তর: [ঘ]

১৪. বেয়ার পরীক্ষা নিচের কোনটির উপস্থিতিতে ঘটে?
[ক] এসিড
[খ]ক্ষার
[গ] পানি
[ঘ] ধাতু
সঠিক উত্তর: [খ]

১৫. পলিমার শব্দের অর্থ কী?
[ক] বহু বিষয়
[খ]বহু অংশ
[গ] বড় অণু
[ঘ] বেশি অণু
সঠিক উত্তর: [খ]

১৬. কোনটি সম্পৃক্ত হাইড্রকার্বন?
[ক] অ্যালকেন
[খ]অ্যালকিন
[গ] অ্যালকাইন
[ঘ] হ্যালোআলকেন
সঠিক উত্তর: [ক]

১৭. কোনটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক?
[ক] -CHO
[খ]-COOH
[গ] -CO-
[ঘ] -OH
সঠিক উত্তর: [ক]

১৮. কোনটি অ্যারোমেটিক কার্বক্সিলিক এসিড?
[ক] অক্সালিক এসিড
[খ]ইথানোয়িক এসিড
[গ] স্যাক্সিনিক এসিড
[ঘ] বেনজোয়িক এসিড
সঠিক উত্তর: [ঘ]

১৯. ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায়-
i. প্রোপান্যাল প্রোপেনে পরিণত হয়
ii. ফেনটন বিকারক ব্যবহৃত হয়
iii. বেনজালডিহাইড টলুইনে পরিণত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]i ও iii
[গ] ii
[ঘ] iii
সঠিক উত্তর: [খ]

২০. কোনটি ব্রোমিন দ্রবণ পরীক্ষা প্রদর্শন করে?
[ক] অ্যালিফেটিকসম্পৃক্তযৌগ
[খ]অ্যালিফেটিক অসম্পৃক্ত যৌগ
[গ] অ্যারোমেটিক যৌগ
[ঘ] সাইক্লিক যৌগ
সঠিক উত্তর: [খ]

২১. কার্বলিক এসিড কোনটি?
[ক] বেনজাইম অ্যালকোহল
[খ]হাইড্রোক্সি বেনজিন
[গ] ক্রিসল
[ঘ] টলুইন
সঠিক উত্তর: [খ]

২২. অপ্রতিসম অ্যালকিনের সংযোজন বিক্রিয়ায় উৎপাদ হয়-
[ক] একটি
[খ]দুইটি
[গ] তিনটি
[ঘ] চারটি
সঠিক উত্তর: [খ]

২৩. ন্যাপথালিন এর সংকেত কোনটি?
[ক] C10H8
[খ]C7H8
[গ] C8H8
[ঘ] C7H6O2
সঠিক উত্তর: [ক]

২৪. CH3COOH সনাক্তকরণ বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?
[ক] H2
[খ]O2
[গ] CO2
[ঘ] CO
সঠিক উত্তর: [গ]

২৫. গ্লিসারিন শনাক্তকরণ বিক্রিয়া-
[ক] অ্যালক্রোলিন পরীক্ষা
[খ]KMnO4 দ্রবণ পরীক্ষা
[গ] বোরাক্স ফেনফথ্যালিন পরীক্ষা
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [ঘ]

২৬. গলনাঙ্ক নির্ণয়ে প্রয়োজনীয় রাসায়নিক উপাদান কোনটি?
[ক] প্যঅরাফিন তেল
[খ]পাতন ফ্লাস্ক
[গ] বুনসেন বার্নার
[ঘ] স্ট্যান্ড
সঠিক উত্তর: [ক]

২৭. মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া কোন ধরনের?
[ক] নিউক্লিওফিলিক প্রতিস্থাপন
[খ]মুক্ত-মূলক প্রতিস্থাপন
[গ] ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন
[ঘ] পুনর্বিন্যাস বিক্রিয়া
সঠিক উত্তর: [খ]

২৮. কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে না?
[ক] অ্যালকিন
[খ]অ্যালকাইন
[গ] বেনজিন
[ঘ] কোনোটিই নয়
সঠিক উত্তর: [ক]

২৯. ইউরিয়ার আইসোমার কোনটি?
[ক] KCNO
[খ]C6H6
[গ] NH4NO3
[ঘ] NH4CNO
সঠিক উত্তর: [ঘ]

৩০. ফেনল ক্ষারের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?
[ক] লবণ
[খ]এসিড
[গ] পানি
[ঘ] লবণ ও পানি
সঠিক উত্তর: [ঘ]

৩১. কার্বনিল মূলকের যোজনী কত?
[ক] 1
[খ]2
[গ] 3
[ঘ] 4
সঠিক উত্তর: [খ]

৩২. নিচের কোন যৌগ অ্যামাইড বিদ্যমান-
i. নাইলন
ii. অ্যাসিপরিন
iii. প্যারাসিটামল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৩৩. CnH2n-এর ওজোনোলাইসিসে উৎপন্ন হয়-
i. অ্যালডিহাইড
ii. এসিড
iii. কিটোন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]i ও iii
[গ] ii
[ঘ] iii
সঠিক উত্তর: [খ]

৩৪. লিন্ডের কী হিসেবে কাজ করে?
[ক] কীটনাশক
[খ]জীবাণুনাশক
[গ] ব্যথা নিবারক
[ঘ] ঘুমের ঔষধ
সঠিক উত্তর: [খ]

৩৫. কোন মূলক মেটামারিজম প্রদর্শন করে?
[ক] >CO
[খ]-NH2
[গ] –COOH
[ঘ] -NO2
সঠিক উত্তর: [ক]

৩৬. কোন বিক্রিয়টি ফেনলের সনাক্তকরণ বিক্রিয়া নয়?
[ক] লিবারম্যান পরীক্ষা
[খ]ব্রোমিন পানি পরীক্ষা
[গ] ফেরিক ক্লোরাইড পরীক্ষা
[ঘ] কার্বিল অ্যামিন পরীক্ষা
সঠিক উত্তর: [ঘ]

৩৭. অ্যালকিন কোন বিক্রিয়ায় অ্যালকেন এ পরিণত হয়?
[ক] জারণ
[খ]পলিমাকরণ
[গ] সংযোজন
[ঘ] সমাণুকরণ
সঠিক উত্তর: [গ]

৩৮. অ্যালকিনের ওজোন সংযোজন বিক্রিয়ায় দ্রাবক-
[ক] অম্লীয়
[খ]ক্ষারীয়
[গ] বাফার
[ঘ] নিষ্ক্রিয়
সঠিক উত্তর: [ঘ]

৩৯. নাইট্রাইল সমগোত্রীয় শ্রেণির অপ্রধান মূলকের নাম কী?
[ক] সায়ানো
[খ]নাইট্রাইল
[গ] থায়ল
[ঘ] ওন
সঠিক উত্তর: [ক]

৪০. গ্লিসারিন কী?
[ক] ডাইহাইড্রিক অ্যালকোহল
[খ]ট্রাইহাইড্রিক অ্যালকোহল
[গ] সরবিটল
[ঘ] 20 অ্যালকোহল
সঠিক উত্তর: [খ]

৪১. বেনজিনে দ্বিতীয় প্রতিস্থাপকের জন্য সম্ভাব্য অবস্থান কয়টি?
[ক] দুইটি
[খ]তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
সঠিক উত্তর: [খ]

৪২. নিউক্লিয়াফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় উৎপন্ন জৈব আয়নকে কী বলা হয়?
[ক] কার্বানায়ন
[খ]কার্বোনিয়াম আয়ন
[গ] কার্বন ফ্রি রেডিকাল
[ঘ] জুইটার আয়ন
সঠিক উত্তর: [খ]

৪৩. শরীরের কোন অংশে ডেটল লাগানো হয়?
[ক] ক্ষতস্থানে
[খ]পচনশীল অংশে
[গ] ড্রেসিং এর কাজে
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [ঘ]

৪৪. আগুনরোধী কাপড় প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়?
[ক] ব্যাকেলাইট
[খ]মেলাইমাইন
[গ] মেলাডুর
[ঘ] নাইলন 6:6
সঠিক উত্তর: [খ]

৪৫. বেনজিন বলয়ের নির্দেশক কত প্রকার?
[ক] দুই প্রকার
[খ]তিন প্রকার
[গ] চার প্রকার
[ঘ] পাঁচ প্রকার
সঠিক উত্তর: [ক]

৪৬. অ্যালফেটিক কার্বক্সিলিক এসিডকে বলা হয়-
[ক] মিনারেল এসিড
[খ]জৈব এসিড
[গ] ফ্যাটি এসিড
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [গ]

৪৭. ফেনল নিচের কোন ধর্ম প্রদর্শন করে?
[ক] অম্লীয়
[খ]ক্ষারীয়
[গ] নিরপেক্ষ
[ঘ] উভধর্মী
সঠিক উত্তর: [ক]

৪৮. নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কত প্রকার?
[ক] দুই প্রকার
[খ]তিন প্রকার
[গ] চার প্রকার
[ঘ] পাঁচ প্রকার
সঠিক উত্তর: [ক]

৪৯. পাকা কমলায় কোন এস্টার থাকে?
[ক] বিউটাইল বিউটারেট
[খ]অ্যামাইল অ্যাসিটেট
[গ] অকটাইল অ্যাসিটেট
[ঘ] আইসো অ্যামাইল আইসো ভ্যালারেট
সঠিক উত্তর: [গ]

৫০. কোনটি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়?
[ক] প্রোপোন
[খ]বিউটেন
[গ] পেন্টেন
[ঘ] পেন্টিন
সঠিক উত্তর: [ঘ]

৫১. বিউটাইন-1 ও বিউটিন-1 এর মধ্যে পার্থক্য করা যায় কোনটি দ্বারা?
[ক] ব্রোমিন দ্রবণ
[খ]অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড
[গ] অ্যামোনিয়াযুক্তজিঙ্ক ক্লোরাইড
[ঘ] ক্লোরিন দ্রবণ
সঠিক উত্তর: [খ]

৫২. রেসিমিক মিশ্রণের ক্ষেত্রে-
i. এনানসিওমারের সমমোলার মিশ্রণ
ii. সমমোলার মিশ্রণের আবর্তন কোণ শূন্য
iii. আলোক সক্রিয়তা প্রদর্শন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i
[গ] ii
[ঘ] iii
সঠিক উত্তর: [ক]

৫৩. বেনজিনের ওজোনাইড আদ্র বিশ্লেষণে পাওয়া যায়-
[ক] এক অণু গ্লাইঅক্সাল
[খ]তিন অণু গ্লাইঅক্সাল
[গ] ছয় অণু গ্লাইঅক্সাল
[ঘ] নয় অণু গ্লাইঅক্সাল
সঠিক উত্তর: [খ]

৫৪. গাঠনিক সমাণুতা কত প্রকার?
[ক] ৩
[খ]৪
[গ] ২
[ঘ] ৫
সঠিক উত্তর: [গ]

৫৫. আলকাতরাকে আংশিক পাতন করলে কয়টি অংশ পাওয়া যায়?
[ক] ২Ο
[খ]৩
[গ] ৪
[ঘ] ৫
সঠিক উত্তর: [ঘ]

৫৬. বেয়ার পরীক্ষার মাধ্যমে কী নির্ণয় করা হয়?
[ক] অসম্পৃক্ততা
[খ]সম্পৃক্ততা
[গ] অ্যালকোহলের উপস্থিতি
[ঘ] অ্যালডিহাইডের উপস্থিতি
সঠিক উত্তর: [ক]

৫৭. SN বিক্রিয়া কয় প্রকার?
[ক] ১
[খ]২
[গ] ৩
[ঘ] ৪
সঠিক উত্তর: [খ]
রসায়ন ২য় পত্র অধ্যায়-২ বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি - HSC Chemistry 2nd Paper Chapter-2 MCQ with Answer
৫৮. অ্যালকেন কোন ধরনের হাইড্রোকার্বন?
[ক] অ্যারোমেটিক
[খ]অ্যালফেটিক
[গ] অসম্পৃক্ত
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [খ]

৫৯. মিথানয়িক এসিড ও ইথানয়িক এসিডের বৈসাদৃশ্য ধর্ম কোনটি?
[ক] অম্লত্ব
[খ]ঘনত্ব
[গ] দ্রাব্যতা
[ঘ] বিজারণ ক্ষমতা
সঠিক উত্তর: [ঘ]

৬০. ঘুমের ঔষধ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
[ক] KBr
[খ]KF
[গ] KI
[ঘ] KCI
সঠিক উত্তর: [ক]

৬১. পাকা ফলে বিদ্যমান এস্টার-
i. অ্যামাইল অ্যাসিটেট
ii. ইথাইল বিউটারেট
iii. বেনজাইল অ্যাসিটেট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৬২. 10,20,30,অ্যালকোহলের পার্থক্যকরণে ব্যবহৃত বিকারক কোনটি?
[ক] টলেন বিকারক
[খ]ফেলিং বিকারক
[গ] লুকাস বিকারক
[ঘ] শিফস বিকারক
সঠিক উত্তর: [গ]

৬৩. এস্টারের আর্দ্র বিশ্লেষণ উৎপন্ন হয় কোনটি?
[ক] কার্বক্সিলিক এসিড
[খ]কিটোন
[গ] অ্যালকোহল
[ঘ] ইথার
সঠিক উত্তর: [গ]

৬৪. 'অ্যালিফার' কোন ভাষার শব্দ?
[ক] ফরাসী
[খ]আরবী
[গ] ইতালিয়ান
[ঘ] গ্রিক
সঠিক উত্তর: [ঘ]

৬৫. ফেহলিং দ্রবণ দ্বারা বিজারিত হয়-
i. অ্যালডিহাইড
ii. ফরমিক এসিড
iii. প্রোপনোন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i
[গ] ii
[ঘ] iii
সঠিক উত্তর: [ক]

৬৬. কোনটি পলিকার্বক্সিলিক এসিডের উদাহরণ?
[ক] সাক্সিনিক এসিড
[খ]টারটারিক এসিড
[গ] সাইট্রিক এসিড
[ঘ] ম্যালোনিক এসিড
সঠিক উত্তর: [গ]

৬৭. সোডিয়াম অ্যালকানাইডকে আদ্রবিশ্লেষণ করলে উৎপন্ন হয়-
[ক] অ্যালকিন
[খ]অ্যালকেন
[গ] অ্যালকাইন
[ঘ] অ্যালকোহল
সঠিক উত্তর: [গ]

৬৮. C2H2 জৈব যৌগটিতে বিদ্যমান-
i. কার্বন-কার্বন একক বন্ধন
ii. মুক্ত শিকল কাঠামো
iii. অসম্পৃক্ততা বৈশিষ্ট্য

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]ii
[গ] ii ও iii
[ঘ] iii
সঠিক উত্তর: [গ]

৬৯. কোনটি আবিষ্কারের মাধ্যমে প্রাণশক্তি মতবাদ ভূল প্রমাণিত হয়?
[ক] সুপার ফসফেট
[খ]অ্যামেনিয়া
[গ] কার্বন
[ঘ] অক্সিজেন
সঠিক উত্তর: [খ]

৭০. ইথার কত প্রকার?
[ক] ১
[খ]২
[গ] ৩
[ঘ] ৪
সঠিক উত্তর: [ঘ]

৭১. ইথানলের আইসোমার কোনটি?
[ক] ডাইমিথাইল ইথার
[খ]অ্যাসিটোন
[গ] ডাইইথাইল ইথার
[ঘ] অ্যাসিটালডিহাইড
সঠিক উত্তর: [ক]

৭২. নিম্নের কোনটি অম্লধর্মী?
[ক] বিউটাইন-1
[খ]বিউটাইন-2
[গ] বিউটিন-1
[ঘ] বিউটিন-2
সঠিক উত্তর: [ক]

৭৩. নিচের কোনটি ফরমালিনের ব্যবহার?
[ক] অগ্নি নির্বাপক
[খ]চেতনানাশক
[গ] জীবণুনাশক
[ঘ] কীটনাশক
সঠিক উত্তর: [গ]

৭৪. নিচের কোনটি প্রক্রিয়ায় কিটোন শনাক্ত করা হয়?
[ক] ফেহলিং দ্রবণ
[খ]টলেন বিকারক
[গ] 2. 4-DNPH
[ঘ] বেনেডিকট দ্রবণ
সঠিক উত্তর: [গ]

৭৫. ব্যথা নিবারক হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
[ক] প্যারাসিটামল
[খ]ডেটল
[গ] গ্লিসারিন
[ঘ] অ্যানিলিন
সঠিক উত্তর: [ক]

৭৬. জৈব এসি ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে কী বলে?
[ক] ইথার
[খ]এস্টার
[গ] কার্বক্সিলিক এসিড
[ঘ] অ্যামাইড
সঠিক উত্তর: [খ]

৭৭. অ্যালফেটিক অ্যামিনের উচ্চতর সদস্যগুলো কোন প্রকৃতির?
[ক] কঠিন
[খ]তরল
[গ] গ্যাসীয়
[ঘ] অস্বচ্ছ
সঠিক উত্তর: [ক]

৭৮. কোনটি অ্যালিসাইক্লিক যৌগ?
[ক] সাইক্লোবিউটেন
[খ]বেনজিন
[গ] পিরিডিন
[ঘ] পাইরোল
সঠিক উত্তর: [ক]

৭৯. জৈব বিক্রিয়ার রসায়ন কোনটির উপর কেন্দ্রীভূত?
[ক] সমগোত্রীয় শ্রেণি
[খ]কার্যকরী মূলক
[গ] অসম্পৃক্ততা
[ঘ] কোনোটিই নয়
সঠিক উত্তর: [খ]

৮০. কোন পদ্ধতিতে হ্যালোজেন শনাক্ত করা হয়?
[ক] ডুমার
[খ]জেলডাল
[গ] লেসাইন
[ঘ] হ্যাকেল
সঠিক উত্তর: [গ]

৮১. দ্বি-আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া কোন ক্রমের?
[ক] প্রথম ক্রম
[খ]দ্বিতীয় ক্রম
[গ] ছদ্ম এক আণবিক
[ঘ] শূন্য ক্রম
সঠিক উত্তর: [খ]

৮২. অ্যালিফেটিক অ্যামিন অ্যারোমেটিক অ্যামিন অপেক্ষা-
[ক] কম ক্ষারীয়
[খ]বেশি ক্ষারীয়
[গ] কম অম্লীয়
[ঘ] বেশি অম্লীয়
সঠিক উত্তর: [ক]

৮৩. আজকের পারমাণবিক যুগে জৈব রসায়নকে কী বলা হয়?
[ক] কেন্দ্রীয় রসায়ন
[খ]কেন্দ্রীয় বিজ্ঞান
[গ] কেন্দ্রীয় পরমাণু
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [খ]

৮৪. জ্যামিতিক সমাণুতার শর্ত হলো-
i. কাইরাল কেন্দ্র
ii. চাক্রিক যৌগ
iii. বন্ধন অক্ষের মুক্ত ঘূর্ণন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

৮৫. অ্যালকেন সাধারণভাবে পরিচিত কী নামে?
[ক] থায়োফিন
[খ]অ্যাজোফিন
[গ] প্যারাফিন
[ঘ] ওজোন
সঠিক উত্তর: [গ]

৮৬. বেনজিনের ন্যায় সুগন্ধিযুক্ত যৌগকে কী বলা হয়?
[ক] অজৈব যৌগ
[খ]অ্যালিফোটিক যৌগ
[গ] অ্যারোমেটিক যৌগ
[ঘ] আয়নিক যৌগ
সঠিক উত্তর: [গ]

৮৭. সকল অ্যারোমেটিক যৌগ-
[ক] সম্পৃক্ত
[খ]অসম্পৃক্ত
[গ] সুমিষ্ট গন্ধ
[ঘ] দুর্গন্ধযুক্ত
সঠিক উত্তর: [খ]

৮৮. হ্যাকেল তত্ব অনুসারে অ্যারোমেটিক যৌগের আকৃতি কেমন?
[ক] লম্বা
[খ]চ্যাপ্টা
[গ] গোলাকার
[ঘ] ক্রিকোণাকার
সঠিক উত্তর: [খ]

৮৯. যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে কী বলে?
[ক] গলনাঙ্ক
[খ]স্ফুটনাঙ্ক
[গ] বাষ্পায়ন
[ঘ] ধনীভবন
সঠিক উত্তর: [ক]

৯০. অ্যালকাইনের ওজোনাইড যৌগের আদ্র বিশ্লেষণে কী উৎপন্ন হয়?
[ক] অ্যালকোহল
[খ]কিটোন
[গ] কার্বোক্সিলিক এসিড
[ঘ] অ্যালডিহাইড
সঠিক উত্তর: [গ]

৯১. অ্যালিফেটিক অপসারণ বিক্রিয়া সম্পন্ন হয়-
[ক] অম্লীয় ক্ষারের প্রভাবে
[খ]ক্ষারীয় মাধ্যমে
[গ] নিষ্ক্রিয় মাধ্যমে
[ঘ] অ্যালকোহলীয় ক্ষারের মাধ্যমে
সঠিক উত্তর: [ঘ]

৯২. 'প্রাণশক্তি মতবাদ'-এর জনক কে?
[ক] রাদার ফোর্ড
[খ]উইলার
[গ] বার্জেলিয়াস
[ঘ] ডাল্টন
সঠিক উত্তর: [গ]

৯৩. অ্যামিন প্রধানত কত প্রকার?
[ক] ২
[খ]৩
[গ] ৪
[ঘ] ৫
সঠিক উত্তর: [ক]

৯৪. কোনটি সাহায্যে অসম্পৃক্ততা পরীক্ষা করা যায়?
[ক] F2
[খ]CI2
[গ] Br2
[ঘ] I2
সঠিক উত্তর: [গ]

৯৫. দুটি d ও/ সমাণুর মিশ্রণকে কী বলে?
[ক] আইসোমার
[খ]এনানসিওমার
[গ] রেসিমিক মিশ্রণ
[ঘ] মেসোমার
সঠিক উত্তর: [গ]

৯৬. নিচের কোন যৌগটি রেজোন্যান্স ধর্ম প্রদর্শন করে না?
[ক] বেনজিন
[খ]মিথাইল বেনজিন
[গ] সাইক্লোহেক্সেন
[ঘ] পিরিডন
সঠিক উত্তর: [গ]

৯৭. পিরিডিন ও পাইরোল যৌগদ্বয় এর ক্ষেত্রে-
i. উভয়ই জৈব যৌগ
ii. উভয়ই হেটারো সাইক্লিক যৌগ
iii. শিকল কাঠামোয় কার্বন ব্যতীত নাইট্রোজেন পরমাণু বিদ্যমান

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৯৮. জ্বালানি হিসাবে কোনটি ব্যবহার করা হয়?
[ক] কয়লা
[খ]প্রাকৃতিক গ্যাস
[গ] পেট্রোলিয়াম
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
C4H4CI আণবিক সংকেতযুক্ত A জৈব যৌগিকে কস্টিক পটাস সহযোগে উত্তপ্ত করলে B ও C নামক দুটি অ্যালকিন উৎপন্ন হয়, যারা পরস্পরের সমাণু।

৯৯. B ও C এর মিশ্রণকে ওজোনোলাইসিস করলে কোনটি উৎপন্ন হয়?
[ক] CH3CH2OH
[খ]HCOOH
[গ] CH3OH
[ঘ] CH3CHO
সঠিক উত্তর: [ঘ]

১০০. A এর সাথে উত্তপ্ত অ্যালকোহলীয় KOH এর বিক্রিয়ায়-
i. ডিহাইড্রোক্লোরিনেশন ঘটে
ii. C4H8 যৌগ উৎপন্ন হয়
iii. উৎপন্ন যৌগ সম্পৃক্ত হাইড্রোকার্বন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i
[গ] ii
[ঘ] iii

You may also read...
HSC Chemistry 2nd Paper
MCQ
Question and Answer pdf download

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ২য় পত্র
অধ্যায়-৩

Share:

HSC রসায়ন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-৩ pdf download

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ২য় পত্র
অধ্যায়-৩
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Chemistry 2nd Paper
Chapter-3
MCQ
Question and Answer pdf download

১. পারমাণবিক শোষণ বর্ণালিতে সৃষ্ট রেখার নাম-
i. কালো শোষণ বর্ণালি
ii. পারমাণবিক শোষণ বর্ণালি
iii. উজ্জ্বল বিকিরণ বর্ণালি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

২. একটি দ্রবণে ঘনমাত্রা 5 ppm বললে বুঝা যায়-
i. 1 লিটারে দ্রবীভূত দ্রবের পরিমাণ 5g
ii. 1 লিটারে দ্রবীভূত দ্রবের পরিমাণ 5mg
iii. 1 মিলিলিটারে দ্রবীভূত দ্রবের পরিমাণ 5μg

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৩. গ্যাস ক্রোমাটেগ্রাফী কোনটির সমতুল্য?
[ক] আংশিক পাতল
[খ] নিম্নচাপ পাতন
[গ] বাষ্প পাতন
[ঘ] পাতন
সঠিক উত্তর: [ক]

৪. ইলেকট্রন ধাপান্তরের জন্য যেসব অণুর কম শক্তি প্রয়োজন সেগুলো শোষণ করে-
[ক] দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্য রেডিয়েশন
[খ] ক্ষুদ্রতর তরঙ্গদৈর্ঘ্য রেডিয়েশন
[গ] মধ্যম তরঙ্গদৈর্ঘ্য রেডিয়েশন
[ঘ] কোনোটিই নয়
সঠিক উত্তর: [ক]

৫. যৌগের মাত্রিক বিশ্লেষণ করা হয় কীসের সাহায্যে?
[ক] ইনজেক্টর
[খ] ডিটেক্টর
[গ] ডাটা সিস্টেম
[ঘ] ওয়অস্ট
সঠিক উত্তর: [গ]

৬. মোলার ঘনমাত্রাকে ppm এককে প্রকাশের ক্ষেত্রে মূল নিয়ামক কোনটি?
[ক] আয়তন
[খ] ভর
[গ] তাপমাত্রা
[ঘ] দ্রবের পরিমাণ
সঠিক উত্তর: [ঘ]

৭. মাধ্যমের গুরুত্ব ও আলোক তীব্রতা হ্রাসের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোনটি?
[ক] বিয়অর
[খ] ল্যাম্বার্ট
[গ] ডাল্টন
[ঘ] বাউজার
সঠিক উত্তর: [খ]

৮. গ্যাস ক্রোমাটোগ্রাফীর যান্ত্রিক ব্যবস্থায় থাকে-
i. স্থির মাধ্যমে বেশি আকৃষ্ট হয়
ii. স্থির মাধ্যমে কম আকৃষ্ট হয়
iii. গতিবেগ বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৯. নির্দেশক-
i. টাইট্রেশনকালে বিক্রিয়ার সমাপ্তি
ii. সমাপ্তি বিন্দুতে এর সুস্পষ্ট বর্ণ পরিবর্তন ঘটে
iii. প্রশমন বিন্দুতে হঠাৎ বর্ণ পরিবর্তন ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

১০. গ্যাস ক্রোমাটোগ্রাফিতে চলমান দশা হিসেবে ব্যবহার করা হয়?
[ক] গ্যাস
[খ] কঠিন
[গ] তরল
[ঘ] গ্যাস ও তরল
সঠিক উত্তর: [ক]

১১. ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ নির্দেশক নিমজ্জিত করলে কী বর্ণ ধারণ করে?
[ক] হলুদ
[খ] নীল
[গ] কমলা
[ঘ] বেগুনী
সঠিক উত্তর: [ক]

১২. এবজরবেন্স পরিবর্তিত হয়-
[ক] তরঙ্গদৈর্ঘ্যের সাথে
[খ] মাধ্যমের পুরুত্বের সাথে
[গ] দ্রবণের ঘনমাত্রার সাথে
[ঘ] কোনোটির সাথেই নয়
সঠিক উত্তর: [ক]

১৩. এক লিটার দ্রবণে অর্ধমোল দ্রব থাকলে ঐ দ্রবণকে বলা হয়-
[ক] মোলার দ্রবণ
[খ] সেমিমোলার দ্রবণ
[গ] সেন্টিমোলার দ্রবণ
[ঘ] সেমিমোলার দ্রবণ
সঠিক উত্তর: [খ]

১৪. মোলালিটি কোনটির সাথে সম্পর্কিত?
[ক] দ্রবণের ভর
[খ] দ্রাবকের ওজন
[গ] দ্রাবকের আয়তন
[ঘ] দ্রবণের আয়তন
সঠিক উত্তর: [খ]

১৫. অ্যামোনিয়া গ্যাস কোন প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়?
[ক] উর্ধ্বমুখী
[খ] অধোমুখী
[গ] নিম্নমুখী
[ঘ] উভমুখী
সঠিক উত্তর: [গ]

১৬. তীব্র এসিড বনাম তীব্র ক্ষারক টাইট্রেশনের ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক-
i. মিথাইল অরেঞ্জ
ii. ফেনফথ্যালিন
iii. থাইমলথ্যালিন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

১৭. নির্দিষ্ট তীব্রতার একবর্ণী আলোকরশ্মি একটি সমসত্ত্ব দ্রবনের উপর আপতিত হলে রশ্নির-
i. কিছু অংশ প্রতিফলিত হয়
ii. কিছু অংশ শোষিত হয়
iii. বাকি অংশ দ্রবণের মধ্যদিয়ে প্রবাহিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

১৮. কোন গ্যাস বায়ু অপেক্ষা ভারী?
[ক] H2
[খ] CI2
[গ] O2ঘ) CO2
সঠিক উত্তর: [ঘ]

১৯. গ্যাস ক্রোমাটোগ্রাফিতে চলমান দশা হিসেবে কী ব্যবহৃত হয়?
[ক] কঠিন
[খ] তরল
[গ] গ্যাস
[ঘ] পানি
সঠিক উত্তর: [গ]

২০. রাসায়নিক গণনায় কোনটি নির্ণীথ হয়?
[ক] গুণগত পরিমাণ
[খ] পরিমাণগত পরিমাণ
[গ] উৎপাদের পরিমাণ
[ঘ] বিক্রিয়কের পরিমাণ
সঠিক উত্তর: [খ]

২১. পানমাণবিক শোষণ অণুর অভ্যন্তরীণ শক্তিকে-
[ক] হ্রাস করে
[খ] বৃদ্ধি করে
[গ] অপরিবর্তিত রাখে
[ঘ] দ্বিগুণ বৃদ্ধি করে
সঠিক উত্তর: [খ]

২২. মোলারিটি ও নরমালিটির চেয়ে মোলালিটির অধিকতর সুবিধা হচ্ছে এটি-
i. দ্রবণের আয়তন, তাপমাত্রার ওপর নির্ভরশীল নয়
ii. তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয়
iii. তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তন হয় না

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] ii ও iii
[ঘ] iii
সঠিক উত্তর: [গ]

২৩. টাইট্রেশন একটি-
[ক] ভরমিত্রিক পদ্ধতি
[খ] আয়তনমিতিক পদ্ধতি
[গ] সংশ্লেষণ পদ্ধতি
[ঘ] ক ও খ
সঠিক উত্তর: [খ]

২৪. তাপমাত্রা ও চাপের পরিবর্তনে গ্যাসের-পরিবর্তন হয়।
i. আয়তন
ii. মোল সংখ্যা
iii. অণুর সংখ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

২৫. বর্তমানে বিশ্লেষণী রসায়নে শক্তিশালী প্রযুক্তি হিসেবে সার্বজনীন স্বীকৃতি লাভ করেছে কোনটি?
[ক] HPLC
[খ] GLC
[গ] GSCঘ) GC
সঠিক উত্তর: [ক]

২৬. মোলার ঘনমাত্রাকে শতকরা এককে প্রকাশের ক্ষেত্রে মূল নিয়ামক-
i. অম্ল তার অম্লত্ব বিনষ্ট করে
ii. ক্ষার তার ক্ষারকত্ব বিনষ্ট করে
iii. লবণ ও পানি উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

২৭. সালফারের আণবিক সংকেত Ss। 500g সালফারের মোল সংখ্যা কত?
[ক] 2 মোল
[খ] 2. 5 মোল
[গ] 1. 95 মোল
[ঘ] 2. 95 মোল
সঠিক উত্তর: [গ]

২৮. জবা ফুলের রস এসিড দ্রবণে কী বর্ণ ধারণ করে?
[ক] গোলাপি
[খ] সবুজ
[গ] লালঘ) হলুদ
সঠিক উত্তর: [ক]

২৯. অ-আয়নিত নির্দেশকের বর্ণ কীরূপ?
[ক] হলুদ
[খ] গোলাপি
[গ] বর্ণহীন
[ঘ] নীল
সঠিক উত্তর: [গ]

৩০. এক মোল হাইড্রোজেন উৎপাদনে কত গ্রাম ইথানল প্রয়োজন?
[ক] 46g
[খ] 60g
[গ] 80g
[ঘ] 92g
সঠিক উত্তর: [ঘ]

৩১. অণুতে ইলেকট্রন ধাপান্তর সৃষ্টি করে-
i. অতি বেগুণি রশ্মি শোষণ
ii. মাইক্রোওয়েভ রশ্মি শোষণ
iii. দৃশ্যমান রশ্মি শোষণ

নিচের কোনটি সঠিক?
[ক] ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

৩২. নিচের কোনটি প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে ব্যবহৃত হয় না?
[ক] পটাসিয়অম ডাইক্রোট
[খ] ইথেন ডাই অয়িক এসিড
[গ] এক এসিডীয় সোডা
[ঘ] অনাদ্র সোডিয়াম কার্বনেট
সঠিক উত্তর: [গ]

৩৩. গ্যাস ক্রোমাটোগ্রাফীর যান্ত্রিক ব্যাবস্থায় থাকে-
i. কলাম
ii. ডিটেক্টর
iii. ইনজেক্টর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৩৪. কোন যৌগসমূহ কঠিন পৃষ্ঠদেশে অনেকটা স্থায়ীভাবে অাবদ্ধ হয়?
[ক] অধিক পোলার
[খ] কম পোলার
[গ] অপোলার
[ঘ] গ্যাসীয়
সঠিক উত্তর: [ক]

৩৫. মোলার দ্রবণ প্রস্তুতে কোনটির আণবিক ভর জানা প্রয়োজন?
[ক] দ্রব
[খ] দ্রাবক
[গ] দ্রবণ
[ঘ] মিশ্রণ
সঠিক উত্তর: [ক]

৩৬. ক্ষার দ্রবণে এসিড যোগ করলে কী উৎপন্ন হয়?
[ক] লবণ
[খ] লবণ ও পানি
[গ] কার্বন-ডাই অক্সাইড
[ঘ] পানি
সঠিক উত্তর: [খ]

৩৭. নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে এক মৌল দ্রব দ্রবীভূত থাকলে সে দ্রবণকে কি বলে?
[ক] মোলার দ্রবণ
[খ] মোলার দ্রবণ
[গ] নরমাল দ্রবণ
[ঘ] সম্পৃক্ত দ্রবণ
সঠিক উত্তর: [খ]

৩৮. এসিডের আণবিক ভরকে ঐ এসিডের ক্ষারকতা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে কী বলা হয়?
[ক] মোলার ভর
[খ] তুল্য ভর
[গ] অম্লত্ব
[ঘ] ক্ষারকত্ব
সঠিক উত্তর: [খ]

৩৯. নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম-আণবিক ভর বা মোল সংখ্যাকে কি বলে?
[ক] নরমালিটি
[খ] মোলারিটি
[গ] মোলালিটি
[ঘ] মোল ভগ্নাংশ
সঠিক উত্তর: [খ]

৪০. জারক পদার্থের বৈশিষ্ট্য-
i. জারণ ঘটায়
ii. এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে
iii. নিজের বিজারণ ঘরে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৪১. কোনো গ্যাসকে STP থেকে SATP অবস্থায় রূপান্তর করলে-
i. আয়তন বৃদ্ধি পাবে
ii. চাপের পরিবর্তন হবে না
iii. তরল হয়ে যাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i
[গ] ii
[ঘ] iii
সঠিক উত্তর: [ক]

৪২. 250C তাপমাত্রা ও প্রমাণ চাপ (760 mm) এ 1 mole যেকোনো গ্যাসের আয়তন কত?
[ক] 24. 8 dm3
[খ] 22. 4 dm3
[গ] 12 dm3
[ঘ] 10 dm3
সঠিক উত্তর: [ক]

৪৩. কোন্টি জারক পদার্থ?
[ক] CO
[খ] H2S
[গ] H2
[ঘ] O2
সঠিক উত্তর: [ঘ]

৪৪. নিচের কোনটি সেকেন্ডারি স্টান্ডার্ড পদার্থ?
[ক] পটাসিয়াম পারম্যাঙ্গানেট
[খ] পটাসিয়াম ডাইক্রমেট
[গ] অক্সালিক এসিড
[ঘ] সোডিয়াম কার্বনেট
সঠিক উত্তর: [ক]

৪৫. গ্যাস তরল ক্রোমাটোগ্রাফিতে বাহক গ্যাস কোনটি?
[ক] নাইট্রোজেন
[খ] অক্সিজেন
[গ] হাইড্রোজেন
[ঘ] কার্বন মনোক্সাইড
সঠিক উত্তর: [ক]

৪৬. আয়তনিক বিশ্লেষণে প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয়-
[ক] প্রাইমারি স্টান্ডার্ড পদার্থ
[খ] সেকেন্ডারি স্টান্ডার্ড পদার্থ
[গ] সোডিয়াম থায়োসালফেট
[ঘ] পটাসিয়াম পারম্যাঙ্গানেট
সঠিক উত্তর: [ক]

৪৭. নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে পানিতে যাগ করলে নিচের কোনটি পরিবর্তিত হয় না?
[ক] দ্রবণের আয়তন
[খ] দ্রবণের ঘনমাত্রা
[গ] দ্রবণে দ্রবের পরিমাণ
[ঘ] দ্রাবকের পরিমাণ
সঠিক উত্তর: [গ]

৪৮. ল্যাবরেটরিতে দ্রবণের মাত্রা- হওয়াই বাঞ্ছনীয়?
[ক] বেশি
[খ] অল্প
[গ] অনেক বেশি
[ঘ] IM
সঠিক উত্তর: [খ]

৪৯. নির্দেশক দ্রবণ প্রস্তুতিতে ব্যবহার করা যায়-
[ক] রঙিন গোলাপ
[খ] সাদা গোলাপ
[গ] রজনীগন্ধা
[ঘ] সাদা জবা
সঠিক উত্তর: [ক]

৫০. পারমাণবিক শোষণ বর্ণালিতে নমুনা দ্রবণকে শিখায়-হিসেবে স্প্রে করা হয়।
[ক] বড় কণা
[খ] সূক্ষকণা
[গ] কলয়ডীয় কণা
[ঘ] তরল
সঠিক উত্তর: [খ]

৫১. 5g O2 তৈরিতে কী পরিমাণ KCIO3 প্রয়োজন হবে?
[ক] 10. 57g
[খ] 12. 22g
[গ] 12. 77g
[ঘ] 22. 37g
সঠিক উত্তর: [গ]

৫২. ক্ষারীয় দ্রবণে ফেনলফ্থ্যালিন সংস্পর্শে কী বর্ণ হয়?
[ক] লাল
[খ] নীল
[গ] গোলাপি লাল
[ঘ] হলুদ
সঠিক উত্তর: [গ]

৫৩. প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয়-
[ক] প্রভাবক
[খ] নির্দেশক
[গ] প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ
[ঘ] সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ
সঠিক উত্তর: [গ]

৫৪. অক্সালিক এসিডের সেমিমোলার দ্রবণ-
i. একটি প্রমাণ দ্রবণ
ii. প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের দ্রবণ
iii. এর ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৫৫. মোলার আয়তনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে-
[ক] বয়েলের সূত্র
[খ] চার্লসের সূত্র
[গ] অ্যাভোগড্রোর সূত্র
[ঘ] ব্যাপন সূত্র
সঠিক উত্তর: [গ]

৫৬. নমুনা বিন্দু ও ক্রোমাটোগ্রাফীর চূড়ার মধ্যবর্তী বিন্দুর দূরত্ব পর্যন্ত সময়কে বলে উপাদানের-
i. ধারণ সময়
ii. রিটেশন সময়
iii. রিটেশন আয়তন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i
[গ] ii
[ঘ] iii
সঠিক উত্তর: [ক]

৫৭. টাইট্রেশনে ব্যবহৃত যন্ত্রপাতি-
i. কনিক্যাল ফ্লাস্ক
ii. ফানেল
iii. ব্যুরেট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৫৮. কোন বিক্রিয়ায় এসিড তার এসিডত্ব এবং ক্ষার তার ক্ষারকত্ব বিনষ্ট করে লবণ ও পানি উৎপন্ন করে?
[ক] জারণ-বিজারণ বিক্রিয়া
[খ] সংশ্লেষণ বিক্রিয়া
[গ] সমাণুকরণ বিক্রিয়া
[ঘ] প্রশমন বিক্রিয়া
সঠিক উত্তর: [ঘ]

৫৯. জারণ-বিক্রিয়ায় যে পদার্থ দ্বারা জারণ ঘটে তাকে কী বলে?
[ক] জারিত পদার্থ
[খ] বিজারিত পদার্থ
[গ] বিজারক
[ঘ] জারক
সঠিক উত্তর: [ঘ]

৬০. ফেনফথ্যালিন ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয়?
[ক] গোলাপি
[খ] বর্ণহীন
[গ] লালঘ) হলুদ
সঠিক উত্তর: [ক]

৬১. নাইট্রিক এসিড এর সংযুক্তিতে N এর শতকরা পরিমাণ কত?
[ক] 1. 60%
[খ] 14. 2%
[গ] 22. 22%
[ঘ] 76. 18%
সঠিক উত্তর: [গ]

৬২. গ্যাস-কঠিন ক্রোমাটোগ্রাফিতে-
i. স্থির দশা কঠিন
ii. চলমান দশা গ্যাস
iii. স্থির দশা গ্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৬৩. এক পরমাণুবিশিষ্ট সরল আয়নের জারণ সংখ্যা তাদের-সামান?
[ক] যোজণীর
[খ] চার্জের
[গ] যোজনী ও চার্জ উভয়ের
[ঘ] ইলেকট্রনের
সঠিক উত্তর: [খ]

৬৪. তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কোনটি?
[ক] মোলারিটি
[খ] মোলালিটি
[গ] শতকরা হার
[ঘ] নরমালিটি
সঠিক উত্তর: [খ]

৬৫. বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে সুস্পষ্ট বর্ণ পরিবর্তন ঘটে কোনটির?
[ক] এসিডের
[খ] ক্ষারকের
[গ] প্রমাণ দ্রবণের
[ঘ] নির্দেশকের
সঠিক উত্তর: [গ]

৬৬. এক মোল পরমাণু অক্সিজেন=?
[ক] 32
[খ] 16
[গ] 32g
[ঘ] 16g
সঠিক উত্তর: [ঘ]

৬৭. কোনটি অম্লীয় অক্সাইড?
[ক] CO
[খ] N2O
[গ] SO2
[ঘ] NO
সঠিক উত্তর: [গ]

৬৮. যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে কী বলা হয়?
[ক] জারক
[খ] জারণ
[গ] বিজারক
[ঘ] বিজারণ
সঠিক উত্তর: [ঘ]

৬৯. কোন ধরনের নমুনার ক্ষেত্রে HPLC প্রযুক্তির ব্যবহার ফলপ্রসু?
[ক] জৈব
[খ] অজৈব
[গ] জটিল
[ঘ] যেকোনো ধরনের
সঠিক উত্তর: [ঘ]

৭০. অক্সালিড এসিড ও NaOH দ্রবণের টাইট্রেশনে নির্দেশক হলো-
[ক] মিথাইল অরেঞ্জ
[খ] মিথাইল রেড
[গ] ফেনফথ্যালিন
[ঘ] যেকোনো নির্দেশক
সঠিক উত্তর: [গ]

৭১. নির্দিষ্ট তীব্রতার আলোকরম্মি একটি সমসত্ত্ব দ্রবণের উপর আপতিত হলে এটি কয়ভাগে বিভক্ত হয়ে যায়?
[ক] দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে
সঠিক উত্তর: [খ]

৭২. ক্রোমোফারের উদাহরণ হলো-
i. নাইট্রো মূলক
ii. নাইট্রোসো মূলক
iii. অ্যাজো মূলক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৭৩. MnO2 + HCI→MnCI2 + CI2 + H2O; সমীকরণে-
i. সমতাকরণ হয়নি
ii. উৎপাদ H2O সংখ্যা ঠিক রয়েছে
iii. 4টি HCI নিলে CI2 এর সমতা বিধান হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] iii
[ঘ] ii
সঠিক উত্তর: [খ]

৭৪. বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণ এর প্রত্যেক উপাদান এককভাবে মিশ্রণের সমদ্র আয়তন দলখ করে যে চাপ দেয়, তাকে ঐ উপাদান গ্যাসের কি বলে?
[ক] চাপ
[খ] বাষ্পচাপ
[গ] আংশিক চাপ
[ঘ] আয়তন বলে
সঠিক উত্তর: [গ]

৭৫. PHLC তে সচল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়-
i. বিশুদ্ধ পানি ও মিথাইল
ii. অ্যাসিটো নাইট্রাইল
iii. বেনজিন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৭৬. বিক্রিয়কের ভৌত অবস্থা কয় প্রকৃতির হতে পারে?
[ক] চার
[খ] তিন
[গ] দুই
[ঘ] পাঁচ
সঠিক উত্তর: [খ]

৭৭. স্থির উষ্ণতায় 1000 cm3 দ্রবণে দ্রবীভূত দ্রব্যের গ্রামতুল্য ভর সংখ্যাকে দ্রবণের কী বলে?
[ক] নরমালিটি
[খ] মোলার
[গ] মোলালিটি
[ঘ] মোলারিটি
সঠিক উত্তর: [ক]

৭৮. কোন্টি সেমিমোলার দ্রবণ:
[ক] 0. 01M
[খ] 0. 05M
[গ] 0. 50M
[ঘ] 0. 10M
সঠিক উত্তর: [ঘ]
রসায়ন ২য় পত্র অধ্যায়-৩ বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি - HSC Chemistry 2nd Paper Chapter-3 MCQ with Answer
৭৯. মিথাইল অরেঞ্জ কী?
[ক] দুর্বল জৈব এসিড
[খ] শক্তিশালী জৈব এসিড
[গ] দুর্বল জৈব ক্ষার
[ঘ] শক্তিশালী জৈব ক্ষার
সঠিক উত্তর: [গ]

৮০. HCI এসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ-
[ক] লাল
[খ] হলুদ
[গ] গোলাপি
[ঘ] বর্ণহীন
সঠিক উত্তর: [ক]

৮১. উৎস হতে নির্গত রেডিয়েশনের তরঙ্গদৈর্ঘ্য শিখায় বিদ্যমান-দ্বারা শোষিত তরঙ্গদৈর্ঘ্যের অনুরূপ।
[ক] পরমাণু
[খ] অণু
[গ] যৌগ
[ঘ] পরমাণু ও অণু
সঠিক উত্তর: [ক]

৮২. কোনটি দ্রবণের আয়তন এবং দ্রব্যের মোল সংখ্যার সঙ্গে সম্পর্কিত?
[ক] মোল ভগ্নাংশ
[খ] মোলারিটি
[গ] নরমালিটি
[ঘ] মোলালিটি
সঠিক উত্তর: [খ]

৮৩. স্থির মাধ্যমে শোষিত যৌগের দ্রাব্যতা নির্ভর করে-
i. সচল মাধ্যমের সংযুক্তির উপর
ii. তাপমাত্রার উপর
iii. স্থির মাধ্যমের সংযুক্তির উপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৮৪. গাঢ় হাইড্রোক্লোরি এসিড হলো একটি-
[ক] প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ
[খ] সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ
[গ] নির্দেশক
[ঘ] প্রভাবক
সঠিক উত্তর: [খ]

৮৫. জারণ-বিজারণ বিক্রিয়ার পূর্ণ সমীকরণে কয়টি অংশ থাকে?
[ক] দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
সঠিক উত্তর: [ক]

৮৬. সমীকরণভিত্তিক রাসায়নিক গণনায় অনুসরণকৃত ধাপসমূহ হলো-
i. সংশ্লিষ্ট বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ লেখা
ii. বিক্রিয়কের ভর থেকে মোল সংখ্যা গণনা
iii. উৎপাদের মোল সংখ্যা থেকে আয়তন গণনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
একটি রাসায়নিক পরীক্ষারগারে রাসায়নিক পরীক্ষায় পানি উৎপন্ন করতে 20g H2 গ্যাস এবং 200g O2 গ্যাসের মধ্যে দিয়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গ প্রয়োগ করা হয়।

৮৭. STP তে উৎপন্ন জলীয় বাষ্পের আয়তন কত?
[ক] 224 dm3
[খ] 80 dm3
[গ] 44.8 dm3
[ঘ] 24.8 dm3
সঠিক উত্তর: [ক]

৮৮. উদ্দীপকের সংশ্লিষ্ট রাসায়নিক পরীক্ষায়-
i. 40g অক্সিজেন অবশিষ্ট থাকবে
ii. সম্পূর্ণ হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করবে
iii. গ্যাস আয়তন সূত্র মেনে চলবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

You may also read...
HSC Chemistry 2nd Paper
MCQ
Question and Answer pdf download

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ২য় পত্র
অধ্যায়-৪


Share: