HSC কৃষিশিক্ষা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download পর্ব-৩

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব-৩
কৃষিশিক্ষা
২য় পত্র

বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ২৪০

সময়-২৫ মিনিট      পূর্ণমান-২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Agriculture 2nd Paper pdf download
MCQ
Question and Answer

১. মুরগির ভাইরাসজনিত রোগ হলো -
i. রাণীক্ষেত
ii. ককসিডিওসিস
iii. বার্ড ফ্লু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

২. জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল কোথায়?
[ক] ভারত
[খ] হল্যান্ড
[গ] ইংল্যান্ড
[ঘ] থাইল্যান্ড
উত্তর: [গ] ইংল্যান্

৩. উন্নত জাতের মহিষের জাত -
i. ডেভোন
ii. নিলীরাভি
iii. মুররা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
রনির গরু হঠাৎ করে লোম খাড়া হয়ে শরীরে খিঁচুনী দিয়ে পর পরই শ্বাসপ্রশ্বাসদ্রুত বেড়ে গিয়ে আকস্মিকভাবে মারা গেল। রোগটি যাতে না ছড়ায় সেজন্য প্রাণিসম্পদ কর্মকর্তা দ্রুত ব্যবস্থা গ্রহণ করলেন।

৪. উদ্দীপকের গরুটি কোন রোগে আক্রান্ত হয়েছিল?
[ক] ক্ষুরা
[খ] বাদলা
[গ] তড়কা
[ঘ] জলাতঙ্ক
উত্তর: [গ] তড়কা

৫. রনির গরুররোগপ্রতিরোধের উপায় ছিল-
i. টাটকা খাবার খাওয়ানো
ii. সুস্থ পশু পৃথকীকরণ
iii. প্রতিষেধক টিকা দেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

৬. দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্রের নাম কী?
[ক] থার্মোমিটার
[খ] হাইড্রোমিটার
[গ] লাইসিমিটার
[ঘ] ল্যাক্টোমিটার
উত্তর: [ঘ] ল্যাক্টোমিটার

৭. কোনটি কুচে মুরগি?
[ক] ডিম পাড়া
[খ] তা দেওয়া
[গ] রোগাক্রান্ত
[ঘ] সুস্থ
উত্তর: [খ] তা দেওয়া

◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:
কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বসত বাড়ীর আশেপাশে, রাস্তায় ও রেললাইনের ধারে অনেক গাছ লাগালো।

৮. উদ্দীপকে কোন ধরনের বনের কথা বলা হয়েছে?
[ক] পাহাড়ি
[খ] সামাজিক
[গ] সমতলভূমির
[ঘ] কৃষি
উত্তর: [খ] সামাজিক

৯. এ ধরনের বনের প্রয়োজনীয়তা -
i. কর্মসংস্থান
ii. বনজ সম্পদ সৃষ্টি
iii. পরিবেশের ভারসাম্য রক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১০. প্রুনিং এর ফলে গাছের -
i. ফুল ও ফল বৃদ্ধি পায়
ii. রোগাক্রান্ত অংশ ছেঁটে ফেলা হয়
iii. কাঠের পরিমাণ বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

HSC কৃষিশিক্ষা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - বোর্ড প্রশ্ন ২০১৭

১১. বন বিভাগ কত সালে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষমেলার প্রবর্তন করে?
[ক] ১৯৯৪
[খ] ১৯৯৬
[গ] ১৯৯৮
[ঘ] ২০০০
উত্তর: [ক] ১৯৯৪

১২. বৃক্ষমেলার বৈশিষ্ট্য হলো -
i. বিভিন্ন বৃক্ষের স্টল থাকে
ii. ফলদ ও ভেষজ চারা বিক্রি
iii. বিভিন্ন বৃক্ষের চারার সমারোহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১৩. কৃষির সাথে সম্পৃক্ত সকল প্রকার অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলে?
[ক] কৃষি অর্থনীতি
[খ] কৃষি বাণিজ্য
[গ] কৃষি ব্যবস্থাপনা
[ঘ] কৃষি উৎপাদন
উত্তর: [ক] কৃষি অর্থনীতি

◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:
একদিকে যেমন অনাবৃষ্টি অন্যদিকে তেমন ধানের ক্ষেতে মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে গেদা মিয়া ঋণের জন্য কৃষি ব্যাংকের দ্বারস্থ হলেন।

১৪. কৃষি ব্যাংক ছাড়া নিচের কোনটি প্রাতিষ্ঠানিক ঋণের উৎস?
[ক] ফড়িয়া
[খ] সরকার
[গ] মহাজন
[ঘ] দোকানদার
উত্তর: [খ] সরকার

১৫. গেদা মিয়া ঋণ নিয়ে কিনবে-
i. সেচ যন্ত্র
ii. স্প্রে মেশিন
iii. পাওয়ার টিলার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৬. নিচের কোনটি রাক্ষুসে মাছ?
[ক] চিতল
[খ] গ্রাসকার্প
[গ] মিররকার্প
[ঘ] সরপুঁটি
উত্তর: [ক] চিতল

১৭. নাইলোটিকা মাছ কোন দেশ থেকে বাংলাদেশে প্রথম আনা হয়?
[ক] ভারত
[খ] থাইল্যান্ড
[গ] মায়ানমার
[ঘ] চীন
উত্তর: [খ] থাইল্যান্ড

১৮. রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য-
i. দ্রুত বর্ধনশীল
ii. বর্ণ উজ্জ্বল ও রূপালী সাদা
iii. পিঠে ডোরাকাটা দাগ আছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও:
হালিম একজন ধান চাষী। তিনি স্বাদু পানিতে ধান চাষ করেন। তিনি ধানের সাথে মাছ চাষের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ চাইলেন। তাকে চিংড়ি চাষের পরামর্শ দেওয়া হলো।

১৯. হালিমকে কোন প্রজাতির চিংড়ি নির্বাচন করতে হবে?
[ক] বাগদা
[খ] গলদা
[গ] চাকা
[ঘ] হরিণা
উত্তর: [খ] গলদা

২০. ধানক্ষেতে এ প্রজাতির চিংড়ি চাষের সুবিধা -
i. ধানের ফলন কম হয়
ii. আগাছা কম হয়
iii. উৎপাদন খরচ কম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

২১. ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় কোনটি?
[ক] ফুলকা কালচে হয়
[খ] আঁইশ খসে পড়ে
[গ] সতেজ দেখা যায়
[ঘ] মাছে মাছি বসে
উত্তর: [ক] ফুলকা কালচে হয়

২২. মিসেস ক্যাম্পবেল কত সালে খাকী ক্যাম্পবেল হাঁস উদ্ভাবন করেন?
[ক] ১৮০১
[খ] ১৯০১
[গ] ১৯৭১
[ঘ] ২০০১
উত্তর: [খ] ১৯০১

২৩. আসিল জাতের মুরগির উৎপত্তিস্থল -
i. ইংল্যান্ড
ii. ভারত
iii. বাংলাদেশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
আলম সাহেব ডিম উৎপাদনের জন্য একটি খামার স্থাপন করলেন। খামারে তিনি বেশি ডিম উৎপাদনকারী উন্নতজাতের কিছু মুরগি পালন করতে লাগলেন যা ৫ থেকে ৬ মাসেই ডিম দিতে শুরু করল।

২৪. আলম সাহেবের পালনকৃত জাত কোনটি?
[ক] ব্রয়লার
[খ] লেয়ার
[গ] সাসেক্স
[ঘ] ব্রাহমা
উত্তর: [খ] লেয়ার

২৫. উদ্দীপকে উল্লেখিত মুরগির বৈশিষ্ট্য -
i. চর্বি কম থাকে
ii. ওজনে হালকা
iii. শারীরিক বৃদ্ধি বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Agriculture 2nd Paper pdf download
MCQ
Question and Answer

Share:

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download পর্ব-১

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব-১
কৃষিশিক্ষা
১ম পত্র

বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ২৩৯

সময়-২৫ মিনিট      পূর্ণমান-২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Agriculture 1st Paper pdf download
MCQ
Question and Answer

১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৫৭
[খ] ১৯৬১
[গ] ১৯৬৫
[ঘ] ১৯৬৯
উত্তর: [খ] ১৯৬১

২. BARI-এর প্রধান কার্যালয় কোথায়?
[ক] গাজীপুর
[খ] ফরিদপুর
[গ] জামালপুর
[ঘ] পিরোজপুর
উত্তর: [ক] গাজীপুর

৩. নিচের কোনটি উদ্যান ফসল?
[ক] তুলা
[খ] তুঁত
[গ] তেঁতুল
[ঘ] নিম
উত্তর: [ঘ] নিম

৪. রেশম পোকার প্রধান খাদ্য কোন গাছের পাতা?
[ক] তুলা
[খ] তুঁত
[গ] তেঁতুল
[ঘ] নিম
উত্তর: [খ] তুঁত

◈ নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
ফরহাদের গ্রামের এলাকার মাটি খুব শক্ত তবে একটু বৃষ্টি হলেই কাঁদা হয়। তাই তারা শীতকালীন সবজি উৎপাদন ভালোভাবে করতে পারে না।

৫. উদ্দীপকের মাটির ধরন নিচের কোনটি?
[ক] এঁটেল
[খ] পলি
[গ] দো-আঁশ
[ঘ] বেলে
উত্তর: [ক] এঁটেল

৬. উদ্দীপকের মাটির বৈশিষ্ট্য-
i. এ মাটির পানি ধারণক্ষমতা বেশি
ii. গ্রীষ্মকালীন সময়ে মাটি ফাটল ধরে
iii. মিষ্টি আলু খুব ভালো জন্মে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

৭. জলবায়ু বলতে কত বছরের গড় অবস্থাকে বুঝায়?
[ক] ৫-১০
[খ] ১০-১৫
[গ] ২০-৩০
[ঘ] ৪০-৫০
উত্তর: [গ] ২০-৩০

৮. সবজি ও সালাদ হিসেবে খাওয়া যায় নিচের কোনটি?
[ক] রসুন
[খ] আলু
[গ] পিঁয়াজ
[ঘ] হলুদ
উত্তর: [গ] পিঁয়াজ

৯. রেশম চাষকে কী বলে?
[ক] এপিকালচার
[খ] সেরিকালচার
[গ] হর্টিকালচার
[ঘ] পিসিকালচার
উত্তর: [খ] সেরিকালচার

◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১০নং প্রশ্নের উত্তর দাও:
মৌসুম
রবি 'A'

১০. উদ্দীপকে উলি­খিত 'A' চিহ্নিত মৌসুমের অন্তর্গত ফসল-
i. কচু
ii. পাট
iii. সরিষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১১. নিচে কোনটি ট্রাইকোডার্মা?
[ক] মিথোজীবী ছত্রাক
[খ] অমিথোজীবী ছত্রাক
[গ] মিথোজীবী শৈবাল
[ঘ] অমিথোজীবী শৈবাল
উত্তর: [ক] মিথোজীবী ছত্রাক

◈ নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
নন্দবাবু কোনো একটি এনজিও থেকে জৈব সারের মাধ্যমে সবজি উৎপাদন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি জানতে পারেন, গাছের গোড়া লতা-পাতা দিয়ে ঢেকে দিলে ফলন ভালো হয়।

১২. নন্দবাবুর গাছের গোড়া ঢেকে দেওয়ার পদ্ধতিকে কী বলে?
[ক] রোগিং
[খ] মালচিং
[গ] প্রুনিং
[ঘ] ট্রেনিং
উত্তর: [খ] মালচিং

১৩. এই পদ্ধতি অবলম্বন করার কারণ-
i. মাটির ক্ষয়রোধ করার জন্য
ii. আর্দ্রতা সংরক্ষণের জন্য
iii. তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক ]i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

কৃষিশিক্ষা ১ম পত্র (HSC Agriculture 1st Paper MCQ) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪. কোনটি ব্যাকটেরিয়া?
[ক] ট্রাইকোডার্মা
[খ] রাইজোবিয়াম
[গ] কোলেট্রোটিকাম
[ঘ] অ্যাজোলা
উত্তর: [খ] রাইজোবিয়াম

১৫. ছায়া পছন্দকারী উদ্ভিদ হলো-
i. তুলা
ii. চা
iii. আদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] ii ও iii

১৬. কোন মাটিতে কমলা ভালো হয়?
[ক] ক্ষারীয়
[খ] লোনা
[গ] অম্লীয়
[ঘ] নিরপেক্ষ
উত্তর: [গ] অম্লীয়

১৭. পেয়ারা গাছের বংশ বিস্তারে প্রধান মাধ্যম কোনটি?
[ক] গুটি কলম
[খ] জোড়া কলম
[গ] কুঁড়ি সংযোজন
[ঘ] কাটিং
উত্তর: [ক] গুটি কলম

১৮. আখের লাল পচা রোগের কারণ নিচে কোনটি?
[ক] ভাইরাস
[খ] ব্যাকটেরিয়া
[গ] মাইকোপ্লাজম
[ঘ] ছত্রাক
উত্তর: [ঘ] ছত্রাক

◈ নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও:
শামীম পিঁয়াজ ও সরিষার বীজ উৎপাদনের জন্য পরামর্শ নেওয়ার লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তার নিকট যান। কৃষি কর্মকর্তা তাকে বীজ শোধন এবং কিছু আন্তঃপরিচর্যার পরামর্শ দেন। সে মোতাবেক চাষ করে শামীম সফল হন।

১৯. বীজ শোধনে শামীম নিচের কোনটি ব্যবহার করবেন?
[ক] ফুরাডান
[খ] ডায়াজিনন
[গ] ক্যাপটান
[ঘ] ডাইমেক্রন
উত্তর: [গ] ক্যাপটান

২০. কৃষি কর্মকর্তার পরামর্শে শামীম যে বিশেষ পরিচর্যা করেন তা হলো-
i. কীটনাশক প্রয়ো
[গ] করা
ii. পৃথকীকরণ দূরত্ব বজায় রাখা
iii. সময়মতো রোগিং করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

২১. শাকসবজি পচনের প্রধান কারণ কোনটি?
[ক] তাপমাত্রা
[খ] আর্দ্রতা
[গ] ক্ষত
[ঘ] শ্বসন
উত্তর: [ক] তাপমাত্রা

২২. কৃষিতথ্য সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ক] জয়দেবপুর
[খ] মহাখালী
[গ] ধানমন্ডি
[ঘ] খামার বাড়ি
উত্তর: [ঘ] খামার বাড়ি

২৩. শিম জাতীয় শস্য চাষ করলে কোনটি সংযোজন হয়?
[ক] অক্সিজেন
[খ] হাইড্রোজেন
[গ] নাইট্রোজেন
[ঘ] পটাসিয়াম
উত্তর: [গ] নাইট্রোজেন

২৪. ভাইরাসের সংক্রমণে ধানের কোন রোগটি হয়?
[ক] টুংরো
[খ] পাতা ঝলসানো
[গ] ব্লাস্ট
[ঘ] খোল পচা
উত্তর: [ক] টুংরো

২৫. আখ চাষের সবচেয়ে উন্নত পদ্ধতি কোনটি?
[ক] রোপা
[খ] পরিখা
[গ] এসটিপি
[ঘ] এনটিপি
উত্তর: [গ] এসটিপি

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Agriculture 1st Paper pdf download
MCQ
Question and Answer

Share:

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download পর্ব-২

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব-২
কৃষিশিক্ষা
১ম পত্র

বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ২৩৯

সময়-২৫ মিনিট      পূর্ণমান-২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Agriculture 1st Paper pdf download
MCQ
Question and Answer

১.নিচের কোনটি দানাজাতীয় ফসল?
[ক] সূর্যমুখী
[খ] কাউন
[গ] শনপাট
[ঘ] মেস্তা
উত্তর: [খ] কাউন

২. ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও উন্নয়ন সাধনের কাজ করে নিচের কোন প্রতিষ্ঠানটি?
[ক] BARI
[খ] BINA
[গ] BARC
[ঘ] BRRI
উত্তর: [ক] BARI

◈ উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
 বিজয়ের জমিতে ফসলের কাক্সিক্ষত ফলন হয় না। সে তার জমির মাটি পরীক্ষা করে দেখল যে, অম্লমান ৮। পরবর্তীতে সে কৃষি কর্মকর্তার পরামর্শে উক্ত জমিতে ফসল উৎপাদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সফল হয়।

৩. উদ্দীপকে উলি­খিত অম্লমানে কোন উদ্ভিদ ভালো জন্মে?
[ক] কাঁঠাল
[খ] লেবু
[গ] কফি
[ঘ] নারিকেল
উত্তর: [ঘ] নারিকেল

৪. কাঙ্খিত ফসল উৎপাদনে বিজয়ের করণীয় পদক্ষেপ-
i. কাঠের ছাই প্রয়োগ করে
ii. লবণ দূরীভূত করে
iii. জিপসাম প্রয়োগ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

৫.নিচের কোন প্রতিষ্ঠান কৃষক সভার আয়োজন করে?
[ক] কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
[খ] বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
[গ] বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
[ঘ] বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
উত্তর: [ক] কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

◈ উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
 মাহমুদ আকতার তার জমিতে সবসময়ই রাসায়নিক সার ব্যবহার করে থাকে। ইদানিং তার জমির ফসলের উৎপাদন তুলনামূলকভাবে কমে গেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা তার জমি পরিদর্শন করে তাকে বিশেষ একধরনের শস্য চাষ করে সবুজ অবস্থায় মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরামর্শ দেন। সে উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে বেশ উপকৃত হয়।

৬. মাহমুদ আকতারনিচের কোন শস্যটির চাষ করে?
[ক] ভুট্টা
[খ] শনপাট
[গ] সয়াবিন
[ঘ] চীনা বাদাম
উত্তর: [খ] শনপাট

৭. উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে মাহমুদ আকতারের সাফল্যের কারণ হলো, উক্ত শস্য মৃত্তিকার-
i. উর্বরতা বাড়িয়ে দেয়
ii. অম্লত্ব কমিয়ে দেয়
iii. জৈব পদার্থ বাড়িয়ে দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৮. মৌমাছির চাষকে কী বলে?
[ক] সেরিকালচার
[খ] হর্টিকালচার
[গ] এপিকালচার
[ঘ] একুয়াকালচার
উত্তর: [গ] এপিকালচার

৯. অণুজীব সার মাটির-
i. অণুজীবের কার‌্যাবলি বাড়ায়
ii. ক্ষতিকর জীবাণু ধ্বংস করে
iii. স্বাস্থ্য উন্নত করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

◈নিচের ছকটি লক্ষ কর এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
কৃষির ক্ষেত্র: ফসল মাঠ ফসল?

১০. উদ্দীপকে ‘?’ চিহ্ন দ্বারা কোন ফসলকে বুঝানো হয়েছে?
[ক] তুলা
[খ] আখ
[গ] বেগুন
[ঘ] পাট
উত্তর: [গ] বেগুন

১১. উদ্দীপকে উলি­খিত ফসলটির বৈশিষ্ট্য-
i. নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা হয়
ii. প্রতিটি গাছের নিবিড় যত্নের প্রয়োজন
iii. সমস্ত ফসল একত্রে সংগ্রহ করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

১২. মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কীসের উপর নির্ভর করে?
[ক] মাটির উর্বরতা
[খ] মাটির ক্ষারত্বের তীব্রতা
[গ] মাটির অম্লত্বের তীব্রতা
[ঘ] মাটির উৎপাদন ক্ষমতা
উত্তর: [গ] মাটির অম্লত্বের তীব্রতা

১৩. অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [খ] ৩

১৪. বায়ুর আর্দ্রতা বেশি হলে ফসল উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে?
[ক] পানির ঘাটতি হয়
[খ] প্রস্বেদন বেড়ে যায়
[গ] ফলন কমিয়ে দেয়
[ঘ] পোকা ও রোগের আক্রমণ বেড়ে যায়
উত্তর: [ঘ] পোকা ও রোগের আক্রমণ বেড়ে যায়

◈ উদ্দীপকটি পড়ে ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
 গত বছর অমলেশ এর পেয়ারা বাগানে ফলের গায়ে ছোট বড় কালো দাগ পড়ে। এতে পেয়ারার বাজার মূল্য কমে যায়।

১৫. অমলেশ এর পেয়ারা কোন রোগে আক্রান্ত হয়েছিল?
[ক] শুটিমোল্ড
[খ] ফলপচা
[গ] পাউডারি মিলডিউ
[ঘ] অ্যানথ্রাকনোজ
উত্তর: [ঘ] অ্যানথ্রাকনোজ

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - বোর্ড প্রশ্ন ২০১৮

১৬. সঠিকভাবে বীজ সংরক্ষণের ক্ষেত্রে উপযুক্ত আর্দ্রতা কত হওয়া উচিত?
[ক] ৪-৮%
[খ] ৬-১০%
[গ] ৮-১২%
[ঘ] ১০-১৪%
উত্তর: [গ] ৮-১২%

১৭. সবজি পচনের কারণ-
[ক] পোকা-মাকড়ের সংক্রমণ
[খ] বাছাইয়ের ত্রুটি
[গ] ত্বকের আবরণ
[ঘ] পরিবেশের প্রতিকূল অবস্থা
উত্তর: [ঘ] পরিবেশের প্রতিকূল অবস্থা

◈ উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
 মানিক একজন ধান চাষী। সম্প্রতি সে লক্ষ্য করে যে, তার ধান গাছের বাড়তি কমে গেছে এবং কুশির সংখ্যাও কম। কচি পাতার লম্বালম্বি শিরা বরাবর হালকা সবুজ ও হালকা হলদে রেখা দেখা যায়।

১৮. মানিকের ধান গাছ কোন রোগে আক্রান্ত হয়েছে?
[ক] ব্লাস্ট
[খ] উফরা
[গ] টুংরো
[ঘ] পাতা ঝলসানো
উত্তর: [গ] টুংরো

১৯. উক্ত রোগ প্রতিকারে মানিকের গৃহীত পদক্ষেপগুলো কী হতে পারে?
i. আলোর ফাঁদ ব্যবহার করা
ii. আক্রান্ত গাছ তুলে ফেলা
iii. অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২০. অ্যাজোলা কোন ফসলের জন্য উপযোগী?
[ক] মসুর
[খ] তুলা
[গ] ধান
[ঘ] আখ
উত্তর: [গ] ধান

২১.নিচের কোনটি দীর্ঘ দিবা দৈর্ঘ্যরে উদ্ভিদ?
[ক] টমেটো
[খ] ফুলকপি
[গ] শিম
[ঘ] বাঁধাকপি
উত্তর: [ঘ] বাঁধাকপি

◈ উদ্দীপকটি পড়ে ২২ নং প্রশ্নের উত্তর দাও:
 কথিকা চিনির ঘন রস ব্যবহার করে তাদের বাগানের উৎপাদিত আম প্রক্রিয়াজাত করে দীর্ঘদিন সংরক্ষণের পরিকল্পনা গ্রহণ করে। উক্ত ফল সংরক্ষণের জন্য সে এক কেজি আমের জন্য দুই কেজি চিনি ব্যবহার করে।

২২. কথিকার ফল দ্বারা প্রক্রিয়াজাতকৃত খাদ্য কোনটি?
[ক] জেলি
[খ] মিষ্টি আচার
[গ] মোরব্বা
[ঘ] জ্যাম
উত্তর: [গ] মোরব্বা

২৩.নিচের কোনটি পেঁয়াজের জাত?
[ক] মুকুন্দপুরী
[খ] তাহেরপুরী
[গ] নাগপুরী
[ঘ] দিশারী
উত্তর: [খ] তাহেরপুরী

২৪. তেল জাতীয় ফসলের গুরুত্ব হচ্ছে-
[ক] সাবান, মোম, মাখন তৈরিতে ব্যবহৃত হয়
[খ] শর্করার প্রধান উৎস
[গ] শিকড়ে গুটি তৈরি হয়
[ঘ] উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ সহজ
উত্তর: [ক] সাবান, মোম, মাখন তৈরিতে ব্যবহৃত হয়

২৫. তাজা ফল ও সবজিতে কত শতাংশ পানি থাকে?
[ক] ৫০-৬০
[খ] ৬০-৭০
[গ] ৭০-৮০
[ঘ] ৮০-৯০
উত্তর: [গ] ৭০-৮০

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Agriculture 1st Paper pdf download
MCQ
Question and Answer


Share:

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download পর্ব-৩

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব-৩
কৃষিশিক্ষা
১ম পত্র

বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ২৩৯

সময়-২৫ মিনিট      পূর্ণমান-২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Agriculture 1st Paper pdf download
MCQ
Question and Answer

১. নিচের কোনটি দানা জাতীয় ফসল?
[ক] ছোলা
[খ] সরিষা
[গ] চীনাবাদাম
[ঘ] ধান
উত্তর: [ঘ] ধান

২. পাটকে মাঠ ফসল বলার কারণ -
[ক] ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয়
[খ] ফসলের লাভ ও ব্যয়ের অনুপাত বেশি হয়
[গ] সমস্ত ফসল একত্রে পরিপক্ব ও সংগ্রহ করা হয়
[ঘ] ফসলের মূল্য মৌসুমের শুরুতে বেশি হয়
উত্তর: [গ] সমস্ত ফসল একত্রে পরিপক্ব ও সংগ্রহ করা হয়

৩. মাটির আর্দ্রতা সংরক্ষণে কৃত্রিম পদ্ধতিকে কী বলা হয়?
[ক] সেচ
[খ] নিকাশ
[গ] মালচিং
[ঘ] মৃত্তিকা সংরক্ষণ
উত্তর: [গ] মালচিং

◈ নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
ফসলের আশানুরূপ ফলন না পাওয়ায় কৃষি কর্মকর্তার পরামর্শে ছক্কু মিয়া তার জমির মাটি পরীক্ষা করে জানলো যে, অম্লমান ৮.৫। পরবর্তীতে উক্ত কৃষি কর্মকর্তার পরামর্শে তার জমিতে মসুরের বীজের সাথে একটি বিশেষ উপাদান মিলিয়ে চাষ করে বেশ লাভবান হয়।

৪. নিচের কোনটি খাটো দিবা দৈর্ঘ্যরে ফসল?
[ক] বাঁধাকপি
[খ] ফুলকপি
[গ] পালংশাক
[ঘ] ঝিঙ্গা
উত্তর: [খ] ফুলকপি

৫. ছক্কু মিয়া মসুরের বীজের সাথে কী মিশিয়ে ছিলেন?
[ক] অণুজীব সার
[খ] সবুজ সার
[গ] মিশ্র সার
[ঘ] জৈব সার
উত্তর: [ক] অণুজীব সার

৬. উদ্দীপকের উলি­খিত উপাদান ব্যবহার করে ছক্কু মিয়ার জমির -
[ক] ভৌত গঠন উন্নত হয়
[খ] মাটির উর্বরতা বৃদ্ধি পায়
[গ] রোগের আক্রমণ হ্রাস পায়
[ঘ] পোকা-মাকড়ের আক্রমণ হ্রাস পায়
উত্তর: [খ] মাটির উর্বরতা বৃদ্ধি পায়

৭. যদি কোনো মাটিতে প্রায় ৫০% বালি এবং ৫০% পলি ও কর্দম কণা থাকে, তবে তাকে কী মাটি বলে?
[ক] দোআঁশ বেলে
[খ] দোআঁশ
[গ] বেলে এঁটেল
[ঘ] পলি এঁটেল
উত্তর: [খ] দোআঁশ

৮. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
[ক] দোআঁশ বেলে
[খ] দোআঁশ
[গ] পলি
[ঘ] এঁটেল
উত্তর: [ঘ] এঁটেল

৯. সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায় -
[ক] দিনে দুইবার সেচ দিয়ে
[খ] আগাছা দমন করে
[গ] সময়মতো সেচ দিয়ে
[ঘ] সকালবেলা সেচ দিয়ে
উত্তর: [গ] সময়মতো সেচ দিয়ে

১০. বাংলাদেশে বীজ বিধি ১৯৯০ অনুসারে বীজকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [খ] ৩

◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১১ নং প্রশ্নের উত্তর দাও:
সোহাগ একজন অভিজ্ঞ পাটচাষি। এ বছর পাট চাষ করে সে বিপাকে পড়েছে। চিন্তিত হয়ে সে কৃষি কর্মকর্তার কাছে গেলে তিনি মাঠ পরিদর্শন করে দেখেন যে, তার পাটগাছের গোড়া থেকে উপরের দিকে লালচে রং ধারণ করেছে।

১১. সোহাগের পাটগাছ কী রোগে আক্রান্ত হয়েছে?
[ক] কালো পট্টি রোগ
[খ] গোড়া পচা রোগ
[গ] ঢলে পড়া রোগ
[ঘ] শুকনো ক্ষত রোগ
উত্তর: [খ] গোড়া পচা রোগ

১২. আন্তর্জাতি[ক] ও যুক্তরাষ্ট্র পদ্ধতিতে মাটির বুনটকে কতটি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
[ক] ৯
[খ] ১০
[গ] ১১
[ঘ] ১২
উত্তর: [ঘ] ১২

◈ নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
কাকলী এবার এইচএসসি পরীক্ষা দিবে। গত আমের মৌসুমে হঠাৎ একদিন ঝড়ে তাদের আম বাগানের বেশ কিছু কাঁচা আম ঝরে পড়ায় তার বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েন। কাকলী তাদের আশ্বস্ত করে বলে যে, একটি আমও নষ্ট হতে দেবে না।

১৩. কাকলী ঝরে পড়া আম দিয়ে কী তৈরি করতে পারবে?
[ক] সস
[খ] মোরব্বা
[গ] ফ্রেন্স ফ্রাই
[ঘ] চিপস
উত্তর: [খ] মোরব্বা

১৪. উদ্দীপকের ফল সংরক্ষণ পদ্ধতি হলো -
i. অতিরিক্ত লবণ ব্যবহার করে
ii. সরিষার তেল ব্যবহার করে
iii. তাপমাত্রা নিয়ন্ত্রণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১৫.নিচের কোনটি আমন মৌসুমের ধানের জাত?
[ক] ব্রি ধান-৩৩
[খ] ব্রি ধান-৩৫
[গ] ব্রি ধান-৪২
[ঘ] ব্রি ধান-৫০
উত্তর: [ক] ব্রি ধান-৩৩

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - বোর্ড প্রশ্ন ২০১৭

১৬. ভিটামিন “সি” সমৃদ্ধ ফল -
i. কমলালেবু
ii. পেয়ারা
iii. কুল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:
শিমুল মধুপুরে মামার বাড়িতে গিয়ে আনারস বাগান দেখে মহাখুশি। বাড়িতে ফিরে এসে সে আনারস বাগান করবে বলে সিদ্ধান্ত নেয়। তার জমির মাটি পরীক্ষা করে জানতে পারে, মাটির অম্লমান ৮.০। কৃষি কর্মকর্তা তার জমি উক্ত ফসল চাষের অনুপযোগী বলে জানিয়ে দেন। তবে উক্ত ফসল চাষের জন্য কৃষি কর্মকর্তা শিমুলের জমির মাটি সংশোধনের পরামর্শ দেন।

১৭. শিমুলের জমি কোন ফসল চাষের উপযোগী?
[ক] গম
[খ] আলু
[গ] নারকেল
[ঘ] বরবটি
উত্তর: [গ] নারকেল

১৮. উদ্দীপকে উলি­খিত জমিতে উক্ত ফসল চাষ করতে চাইলে শিমুলকে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে?
i. সালফার প্রয়োগ করতে হবে
ii. জৈব সার ব্যবহার করতে হবে
iii. চুন প্রয়োগ করতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৯.নিচের কোনটি ভেষজ গুণসম্পন্ন ফসল?
[ক] মসুর
[খ] সয়াবিন
[গ] রসুন
[ঘ] মুগ
উত্তর: [গ] রসুন

◈ নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
রাতুলের তিন একর জমির মধ্যে এক একর উঁচু জমিতে একটি আমের বাগান আর বাকী জমিতে প্রতি বছর ধান চাষ করে থাকে। ইদানীং তার আম ও ফসলের উৎপাদন বেশ হ্রাস পায়। চিন্তি ত হয়ে সে উপজেলা কৃষি কর্মকর্তাকে তার জমি পরিদর্শন করায়। কৃষি কর্মকর্তা তাকে আম বাগানে সার ও সেচ প্রদানের এবং ফসলী জমিতে ভিন্ন ফসল চাষের পরামর্শ দেন। যে যথারীতি তা পালন করলো এবং আম ও জমির ফসলের ফলন বৃদ্ধি পেলো।

২০. রাতুল তার জমিতে যে পদ্ধতিতে সেচ দিবে-
i. বেসিন সেচ
ii. প্লাবন সেচ
iii. আইল সেচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২১. রাতুলের ফসলী জমির ফলন বৃদ্ধির কারণ কী?
[ক] সোপান চাষ অনুসরণ
[খ] শস্য পঞ্জিকা অনুসরণ
[গ] শস্য পর্যায় অবলম্বন
[ঘ] ফালিবদ্ধ চাষ অনুসরণ
উত্তর: [গ] শস্য পর্যায় অবলম্বন

২২. বীজ উৎপাদনে ক্ষতিকারক জাব পোকার আশ্রয়দানকারী ফসল কোনটি?
[ক] সূর্যমুখী
[খ] সয়াবিন
[গ] মসুর
[ঘ] সরিষা
উত্তর: [ঘ] সরিষা

২৩. ভাইরাস সংক্রমণে ধানের কোন রোগ হয়?
[ক] টুংরো রোগ
[খ] পাতা ঝলসানো রোগ
[গ] ব্লাস্ট রোগ
[ঘ] খোল পচা রোগ
উত্তর: [ক] টুংরো রোগ

◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২৪নং প্রশ্নের উত্তর দাও:
জানুয়ারি মাসের প্রথম দিকে রংপুরের আকাশ একটানা পনের দিন কুয়াশাচ্ছন্ন ছিল। এ অঞ্চলের সাধু গ্রামের আলু চাষি মিল্টন তার আলু গাছের মন্থর বৃদ্ধি দেখে চিন্তিত হন। কৃষি কর্মকর্তার পরামর্শ নিলে তিনি বলেন, ফসল উৎপাদনে আবহাওয়া ও জলবায়ুর বিরাট ভূমিকা আছে।

২৪. আলু চাষি মিল্টনের আলু গাছের মন্থর বৃদ্ধির ক্ষেত্রে আবহাওয়ার কী ধরনের ভূমিকা রয়েছে?
i. তাপমাত্রার প্রভাব
ii. আলোর প্রভাব
iii. বৃষ্টিপাতের প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২৫. আমাদের দেশে সস তৈরিতে ব্যবহৃত হয় নিচের কোনটি?
[ক] সয়াবিন
[খ] কুল
[গ] পেয়ারা
[ঘ] টমেটো
উত্তর: [ঘ] টমেটো

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Agriculture 1st Paper pdf download
MCQ
Question and Answer

Share: