HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer pdf download.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
প্রথম অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download

ক. জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। ব্যাংক কী?
উত্তরঃ যে আর্থিক মধ্যস্থব্যবসায় প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সাম্পাদন করে তাকে ব্যাংক বলে।

প্রশ্ন ২ । তালিকাভুক্ত ব্যাংক কী?
উত্তরঃ যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নীতি পালনের শর্তে এর তালিকায় অন্তর্ভুক্ত হয়, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলা হয়।

প্রশ্ন ৩। বিশেষায়িত ব্যাংক কী?
উত্তরঃ যে সকল ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোনো দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বিশেষায়িত ব্যাংক বলা হয়।

প্রশ্ন ৪। তারল্য কী?
উত্তরঃ চাহিবামাত্র গ্রাহকের অর্থ পরিশোধের সামর্থ্যকে তারল্য বলা হয়।

প্রশ্ন ৫। স্বায়ত্ত্বশাসিত ব্যাংক কী?
উত্তরঃ যে ব্যাংক সরকারের বিশেষ আইন বা অধ্যাদেশ বলে গঠিত ও পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত ব্যাংক বলে।

প্রশ্ন ৬। ব্যাংকিং কী?
উত্তরঃ একজন ব্যাংকারের ব্যবসায় এবং ব্যাংক ব্যবসায়ের ব্যবস্থ্পানাই ব্যাংকিং।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
প্রথম অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download

খ. অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১ । ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন?
উত্তরঃ ব্যাংক জনগণের নিকট থেকে কম লাভে অর্থ আমানত হিসেব গ্রহণ করে এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অধিক লাভে ঋণ দেয় তাই ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়।

ব্যাংক একটি আর্থিক মধ্যস্থাব্যবসায় প্রতিষ্ঠান। এটি জনগণের সঞ্চিত অর্থ আমানত রাখে। আমানতের একটি অংশ গ্রাহকের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য হাতে রেখে বাকি অংশ ঋণদান ও বিনিয়োগ করে। মূলত ব্যাংক আমানতকারীর অর্থ ধার হিসেবে গ্রহণ করে ঋণগ্রহীতাদেরকে ঋণ বাবদ প্রদানের মাধ্যমে মুনাফা আর্জন করে বিধায় ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়।

প্রশ্ন ২ । শাখা ব্যাংক বলতে কী বোধায়?
উত্তরঃ যে ব্যাংকিং ব্যবস্থায় একটি প্রধান অফিসের অধীনে দেশে-বিদেশে শাখা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে শাখা ব্যাংক বলে।

শাখা ব্যাংক একটি বৃহাদয়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। কারণ এর আর্থিক সামর্থ্য বেশি থাকে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সামগ্রিকভাবে শাখা ব্যাংকের অন্তর্ভূক্ত।

প্রশ্ন ৩। বাংলাদেশ কৃষি ব্যাংককে মিশ্র ব্যাংক বলা হয় কেন?
উত্তরঃ যে ব্যাংক ব্যবস্থায় বাণিজ্যিক ও বিশেষায়িত উভয় ধরনের সেবা পাওয়া যায় তাকে মিশ্র ব্যাংক বলা।

বাংলাদেশের কৃষির উন্নয়নের লক্ষে ব্যাংকটি বিশেষায়িত উভয় ধরনের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় কিন্তু ব্যাংকটি কৃষির পাশাপাশি বাণিজ্যিক খাতে ও ব্যাংকিং লেনদেন সম্পাদন করে। এজন্য কৃষি ব্যাংককে মিশ্র ব্যাংক বলা হয়।

প্রশ্ন ৪ । ব্যাংক কিভাবে পরের ধনের পোদ্দারী করে?
উত্তরঃ যে ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণ থেকে আমানত সংগ্রহ করে, ঋণ দেয়, বিনিময় মাধ্যম সৃষ্টিসহ গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে ব্যাংক বলে। ব্যাংকের মুখ্য কাজ হলো আমনতকারীদের নিকট থেকে কম লাভে আমানত বা ধার সংগ্রহ করা এবং ঐ অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আধিক লাভে ঋণ দেওয়া। অর্থ ঋণ নেওয়া এবং এ অর্থ ধার দেওয়া ব্যাংকের মুখ্য কাজ হওয়ায় ব্যাংককে পরের ধনের পোদ্দারী বা ধার করা অর্থের ধারক বলে।

প্রশ্ন ৫। গারনিশি অর্ডার বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তরঃ ইংরেজি ‘Garnishee’ শব্দটি ল্যাটিন শব্দ ‘Garnire’ হতে উদ্ভব হয়েছে। গারনিশি আদেশ মূলত আদালত কর্তৃক ব্যাংকের ওপর প্রদত্ত একটি আদেশ। এ আদেশবলে আদালত ব্যাংকের কোনো গ্রাহকের হিসাব ক্রোাক অথবা বন্ধ করে দিতে পারে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বন্ধ বা ক্রোক করার উদ্দেশ্যে আদালতের মাধ্যমে এ আদেশ জারি করে থাকে। গারনিশি আদেশে তিনটি পক্ষ থাকে। প্রথম পক্ষ এক জন পাওনাদার, দ্বিতীয় পক্ষ একজন দেনাদার এবং তৃতীয় পক্ষ ব্যাংক।

গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✍ দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা আলোচনা করো।
✍ দেশের অর্থনৈতিক উন্নয়নে তালিকাভুক্ত ব্যাংকসমূহের ভূমিকা আলোচনা করো।
✍ দেশের অর্থনৈতিক উন্নয়নে শাখা ব্যাংকের ভূমিকা আলোচনা করো।
✍ শাখা ব্যাংক সম্পর্কে বর্ণনা করো।
✍ একক ব্যাংক সম্পর্কে আলোচনা করো।
✍ অ-তালিকাভুক্ত ব্যাংক সম্পর্কে বর্ণনা করো।
✍ বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে ধারণা দাও।
✍ কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ধারণা দাও।
✍ শাখা ব্যাংকের সুবিধাসমূহ আলোচনা করো।
✍ শাখা ব্যাংক ও একক ব্যাংকের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো।
✍ গ্রুপ ব্যাংক সম্পর্কে বর্ণনা করো।
✍ চেইন ব্যাংক গঠনের উদ্দেশ্য আলোচনা করো।
✍ ব্যাংকের তারল্য সংকটে পড়ার কারণসমূহ বর্ণনা করো।
✍ বিশেষায়িত ব্যাংক সম্পর্কে বর্ণনা করো।
✍ কৃষি ব্যাংকের উদ্দেশ্য আলোচনা করো।
✍ শিল্প ব্যাংকের প্রয়োজনীয়তা আলোচনা করো।
✍ ব্যাসেল-১ ও ব্যাসেল-২ সম্পর্কে ধারণা দাও।
✍ ‘বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্র্রীয় ব্যাংকের কাছে দায়বদ্ধ’ - ব্যাখ্যা করো।
✍ ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার‌্যাবলি বর্ণনা করো।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
প্রথম অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১. কোন দেশের ব্যাসেল শহরকে কেন্দ্র করে ব্যাসেল ১ ও ২ নামকরণ করা হয়েছে?
ক. সুইজারল্যান্ড✓
খ. নেদারল্যান্ডস
গ. ডেনমার্ক
ঘ. গ্রেট ব্রিটেন

২. কখন কাগজী নোটের প্রচলন ঘটে?
ক. প্রাচীন যুগের শেষে
খ. মধ্যযুগের প্রথমে
গ. মধ্যযুগের মাঝামাঝিতে✓
ঘ. মধ্যুযুগের শেষে

৩. ব্যাংকের তারল্য সংরক্ষণ এ তরলে সম্পদ হলো-
i. ভন্টে রক্ষিত নগদ অর্থ
ii. কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অর্থ
iii. ক্রয়রত সরকারী ট্রেজারি বিল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

৪. কোনটি প্রথম সনদপ্রাপ্ত সরকারী ব্যাংক?
ক. ব্যাংক অব জেনোয়া
খ. ব্যাংক অব জাপান
গ. ব্যাংক অব ইংল্যান্ড
ঘ. রিকস ব্যাংক অব সুইডেন✓

৫. প্রথম আধুনিক ব্যাংক কোনটি?
ক. ব্যাংক অব ভেনিস
খ. ব্যাংক অব বার্সোলোনা
গ. রিকস ব্যাংক অব সুইডেন✓
ঘ. হিন্দুস্তান ব্যাংক

৬. শাখা ব্যাংকের আদি ভূমি কোথায়?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য✓
গ. ইতালি
ঘ. জার্মাানি

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল (Srijonshil) ও বহুনির্বাচনি (mcq) প্রশ্ন-উত্তর অধ্যায়-১

৭. আধুনিক অর্থনীতির জীবনীশক্তি কোন প্রতিষ্ঠান?
ক. বিমা
খ. কোম্পানি
গ. শিক্ষা প্রতিষ্ঠান
ঘ. ব্যাংক

৮. অভ্যান্তরীণ বাণিজ্য ব্যাংকের কোন ভূমিকাকে তুমি অধিকতর গুরুত্বপূর্ণ মনে করো?
ক. অর্থের নিরাপদ সংরক্ষণ
খ. দেনা-পাওনা নিষ্পত্তি
গ. মূলধন সরবরাহ✓
ঘ. শেয়ার ও ঋণপত্র বিক্রয়

৯. যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংক কোন ধরনের?
ক. শাখা ব্যাংক
খ. একক ব্যাংক✓
গ. চেইন ব্যাংক
ঘ. গ্রুপ-ব্যাংক

১০. ব্যাংককে ‘ধার করা অর্থের ধারক’ বলার পিছনে অধিকতর যৌক্তিক কারণ কোনটি?
ক. আমানতকৃত অর্থ ধারণ করে বলে
খ. আমানতকৃত অর্থ ধার দেয় বলে✓
গ. ব্যাংক থেকে ধার নিয়ে ধার দেয় বলে
ঘ. ঋণদাতাদের থেকে ঋণ দিয়ে ঋণ দেয় বলে

১১. ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার‌্যাবলির অন্তর্ভূক্ত কোনটি?
ক. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
খ. গ্রাহকদের চেকের অর্থ সংগ্রহ✓
গ. ঋণদান
ঘ. আমানত সংগ্রহ

১২. নিচের কোনটি স্বায়ত্তশাসিত ব্যাংক?
ক. জনতা ব্যাংক
খ. উত্তরা ব্যাংক
গ. আরব-বাংলাদেশ ব্যাংক
ঘ. বাংলাদেশ ব্যাংক✓

১৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কোন ধরনের ব্যাংক?
ক. বেসরকারি
খ. স্বায়ত্বশাসিত
গ. বিশেষায়িত✓
ঘ. বিদেশি

১৪. বাংলাদেশ এ ব্যাংক ব্যবস্থা গঠন, উন্নয়ন ও নিয়ন্ত্রিত হয় কোন আইনে?
ক. ব্যাংক কোম্পানি আইন ১৮৯১✓
খ. ব্যাংক কোম্পানি আইন ১৯৯২
গ. ব্যাংক কোম্পানি আইন ১৯৯৫
ঘ. ব্যাংক কোম্পানি আইন ২০১৫

১৫. ব্যাসেল-২ বাস্তবায়নের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের ওপর ন্যাস্ত?
ক. কেন্দ্রীয় ব্যাংক✓
খ. সরকার
গ. অর্থ মন্ত্রণালয়
ঘ. বাণিজ্যিক ব্যাংক

১৬. ব্যাংকিং ব্যবসায় সুসম্পর্ক থাকা উচিত কার সাথে?
ক. অবলেখকদের সাথে
খ. ব্যাংকের গ্রাহকদের সাথে✓
গ. শেয়ারহোল্ডারদের সাথে
ঘ. নিরাপত্তা কর্মীদের সাথে

১৭. ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকের অবস্থা কার কাছাকাছি হওয়া উচিত?
ক. গ্রাহকদের কাছাকাছি✓
খ. সরকারের কাছাকাছি
গ. ব্যাংকের কাছাকাছি
ঘ. ম্যানেজারের কাছাকাছি

১৮. ব্যাংক কার পক্ষে স্বীকৃতি প্রদান করে দেনা-পাওনা নিষ্পত্তিতে সহায়তা করে?
ক. আমদানিকারকের পক্ষে✓
খ. রপ্তানিকারকের পক্ষে
গ. পুরোহিতদের পক্ষে
ঘ. কর্মরত কর্মচারীদের পক্ষে

১৯. ব্যাংক ব্যবসায়ের পূর্বসূরী-
i. স্বর্ণকার
ii. ব্যবসায়ী
iii. পেশাজীবী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২০. বিশেষায়িত ব্যাংক-
i. কৃষি ব্যাংক
ii. বিডিবিএল ব্যাংক
iii. গ্রামীণ ব্যাংক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২১. যেসব ব্যাংক বিশেষ ধরনের গ্রাহক ও সেবা নিয়ে কাজ করে, তা হলো-
i. মার্চেন্ট ব্যাংক
ii. আমদানি-রপ্তানি ব্যাংক
iii. গৃহসংস্থান ব্যাংক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

২২. সোনলী ব্যাংক অভ্যন্তরীণ বাণিজ্য যে সুবিধা প্রদান করে-
i. প্রত্যয়পত্র ইস্যু
ii. মূলধন সরবরাহ
iii. শেয়ার বিক্রয়ে সাহায্য

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
মধুমিতা ব্যাংক একটি সদ্য প্রতিষ্ঠিত ব্যাংক। এ ব্যাংকের আমানত গ্রহণ, ঋণদানসহ সকল কর্মকান্ড এ প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যাংকটিকে আরো দূরদর্শী হতে হবে।

২৩. মধুমিতা ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?
ক. চেইন ব্যাংক
খ. গ্রুপ ব্যাংক
গ. মিশ্র ব্যাংক
ঘ. বাণিজ্যিক ব্যাংক✓

২৪. মধুমিতা ব্যাংকের দীর্ঘমেয়াদে ভালো করার জন্য পরামর্শ হলো-
i. ঋণদানের নতুন ক্ষেত্র সৃষ্টি
ii. আমানত সংগ্রহ সামর্থ্য বৃদ্ধি
iii. গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিতকরণ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

Share:

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-২ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer pdf download.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
দ্বিতীয় অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download

ক. জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। ঋণ নিয়ন্ত্রণ কী?
উত্তরঃ ঋণের পরিমাণ কাম্যমাত্রায় বজায় রাখার প্রয়াসকে ঋণ নিয়ন্ত্রণ বলে।

প্রশ্ন ২। নিকাশ ঘর কী?
উত্তরঃ ব্যাংকিং লেনদেন থেকে উদ্ভূত আন্তঃব্যাংকিং দেনা-পাওনার নিষ্পত্তিস্থলই নিকাশ ঘর।

প্রশ্ন ৩। ব্যাংক হার কী?
উত্তরঃ তালিকাভুক্ত ব্যাংকসমূহ যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এবং বিল ও বন্ড বাট্টা করে তাকে ব্যাংক হার বলে।

প্রশ্ন ৪। কেন্দ্রীয় ব্যাংক কী?
উত্তরঃ জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানই হলো কেন্দ্রীয় ব্যাংক।

প্রশ্ন ৫। স্কুল ব্যাংকিং কাকে বলে?
উত্তরঃ স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয় লেনদেন সুবিধাদানের জন্য যে ব্যাংক গঠিত ও পরিচালিত হয় তাকে স্কুল ব্যাংকিং বলে।

প্রশ্ন ৬। কল মানি রেট কী?
উত্তরঃ আন্তঃব্যাংক লেনদেনের সুদের হারকে কল মানি রেট বলে।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
দ্বিতীয় অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download

খ. অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। ঋণের শেষ আশ্রয়স্থল কোন ব্যাংককে বলা হয় এবং কেন?
অথবা, কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন?
অথবা, ঋণদানের শেষ আশ্রয়স্থল বলতে কী বোঝ?
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়।
তালিকাভুক্ত ব্যাংকসমূহ যখন তারল্য সংকটে পড়ে কোনো উৎস থেকেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যর্থ হয় তখন কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতির সর্বোচ্চ দায়িত্বশীল সংস্থা হিসেবে তালিকাভুক্ত ব্যাংকসমূহকে ঋণ সরবরাহে এগিয়ে আসে। দেশের সরকারও প্রয়োজনে কেন্দ্রীয় এরুপ সহায়তা নেয়। এ ধরনের ভূমিকার কারণেই কন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়।

প্রশ্ন ২। কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয় কেন? বুঝিয়ে লেখ।
উত্তরঃ দেশের ব্যাংক ও মুদ্রাব্যবস্থায় নেতৃত্ব প্রদানের জন্য সরকারের মালিকানায় ও নিয়ন্ত্রণে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রিয় ব্যাংক বলা হয়।

এ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। জনগন যেমন ব্যাংকের সাথে লেনদেন করে তেমনি বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন করে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়।

প্রশ্ন ৩। চেইন ব্যাংকিং বলতে কী বোঝায়?
উত্তরঃ যখন একই শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংক বৃহদায়ন ব্যাংকিং-এর সুবিধা ভোগের জন্য চুক্তিবদ্ধ হয়ে নিজ নিজ সত্তা বজায় রেখে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংকিংকার্য পরিচালনা করে, তখন তাকে চেইন ব্যাংকিং বলে।

চেইন ব্যাংক ব্যবস্থায় সমজাতীয় দুর্বল ব্যাংকগুলো প্রতিযোগিতা মোকাবিলার মাধ্যমে মুনাফা বৃদ্ধির লক্ষে একই চেইন অব কমান্ডে পরিচালিত হয়। উন্নত বিশ্বে এ ব্যাংকিং ব্যবস্থা সীমিত আকারে এখনো পরিচালিত হয়। বাংলাদেশে এ ধরণের ব্যাংক নেই। একক ব্যাংকিং ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতার প্রয়োজনেই এরূপ ব্যাংক ব্যবস্থার উদ্ভব লক্ষ করা যায়। এটি প্রয়োজনের মুহূর্তে গঠিত একটি ব্যাংকিং জোট।

প্রশ্ন ৪। কোন ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় এবং কেন?
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়।

এ ব্যাংক দেশের মুদ্রাবাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। দেশের ব্যাংক, বিলবাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান মুদ্রাবাজারের সদস্য। তাদের যথাযথ উন্নয়ন দেশের অর্থ ব্যবস্থাকে শক্তিশালী করে। তাই এরুপ বাজারের গঠন ও উন্নয়নে সহায়তা করার জন্য কেন্দ্রীয় ব্যাংক পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে এর সদস্যদের নিয়ে কাজ করে। সেজন্যই কন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়।

গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✍ কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ধারণা দাও।
✍ কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর কার‌্যাবলি সম্পর্কে আলোচনা করো।
✍ কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার‌্যাবলিসমূহ বর্ণনা করো।
✍ অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কার‌্যাবলি আলোচনা করো।
✍ ‘তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকে’ - ব্যাখ্যা করো।
✍ কেন্দ্রীয় ব্যাংকের খোলাবাজার নীতি সম্পর্কে বর্ণনা করো।
✍ কেন্দ্রীয় ব্যাংকের ঋণের বরাদ্দকরণ নীতিটি আলোচনা করো।
✍ কেন্দ্রীয় ব্যাংকের জমার হার পরিবর্তন নীতি সম্পর্কে বর্ণনা করো।
✍ কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক হার নীতি সম্পর্কে বর্ণনা করো।
✍ ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ ব্যবস্থাসমূহ আলোচনা করো।
✍ অর্থ বাজার সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা করো।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
দ্বিতীয় অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১। বর্তমানে ‘বাংলাদেশ ব্যাংক’-এর গভর্নর এর নাম কী?
ক. ড. ফখরুদ্দিন আহমেদ
খ. ড. আতিউর রহমান
গ. ড. সালেহ আহমেদ
ঘ. ফজলে কবির✓

২। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কে নিয়ন্ত্রণ করে থাকে?
ক. অর্থ মন্ত্রণালয়
খ. সরকার
গ. গভর্নর✓
ঘ. অর্থ সচিব

৩। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার প্রকৃতি কী?
ক. সরকারী
খ. বেসরকারী
গ. স্বায়ত্বশাসিত✓
ঘ. যৌথ

৪। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার মূল দায়িত্ব কার?
ক. কেন্দ্রীয় ব্যাংকের ✓
খ. বাণিজ্যিক ব্যাংকের
গ. বিশেষায়িত ব্যাংকের
ঘ. সরকারের

৫। বাংলাদেশের অর্থ বাজার নিয়ন্ত্রণ করে কে?
ক. অর্থ মন্ত্রণালয়
খ. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
গ. বাংলাদেশ ব্যাংক✓
ঘ. ঢাকা স্টক এক্সচেঞ্জ

৬। সরকারের ব্যাংক হিসেবে কেন্দীয় ব্যাংকের কাজ কোনটি?
ক. হিসাব সংরক্ষণ
খ. নিকাশঘর
গ. ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন✓
ঘ. অর্থনৈতিক গবেষণা

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল (Srijonshil) ও বহুনির্বাচনি (mcq) প্রশ্ন-উত্তর অধ্যায়-২

৭। অর্থ বাজার নিয়ন্ত্রণে মূল ভূমিকা পালন করে কোনটি?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. কেন্দ্রীয় ব্যাংক✓
গ. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
ঘ. ক্ষুদ্র ঋণ নিংয়ন্ত্রণ কর্তৃপক্ষ

৮। কীভাবে মুদ্রামান স্থিতিশীল রাখা যায়?
ক. বাজারে মুদ্রা সরবরাহ কাম্যস্তরে রেখে✓
খ. বাজারে অধিক মুদ্রা সরবরাহ করে
গ. চাহিদার তুলানায় বাজারে কম মুদ্রা সরবরাহ করে
ঘ. বছরে দু বার বাজারে মুদ্রা সরবরাহ করে

৯। কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজার থেকে সিকিউরিটি ক্রয় করলে কীরুপ প্রভাব পড়বে?
ক. মুদ্রা সরবারাহ বাড়বে✓
খ. মুদ্রা সরবরাহ কমবে
গ. ক্রয় ক্ষমতা বাড়বে
ঘ. নিয়ন্ত্রন কমবে

১০। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ১০০ টাকার সম্পদ জমা রেখে ৮০ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রদান করলেন। এটি ঋণ নিয়ন্ত্রনের কোন পদ্ধতি?
ক. ব্যাংক হার নীতি
খ. ঋনের বরাদ্দকরণ নীতি
গ. জমার হার পরিবর্তন নীতি
ঘ. জামানতের প্রান্তিক হার পরিবর্তন নীতি✓

১১। কীভাবে ঋণের পরিমাণ বাড়ানো যায়?
ক. জমার হার বাড়িয়ে
খ. ব্যাংক হার কমিয়ে✓
গ. খোলা বাজার থেকে সিকিউরিটি ক্রয় করে
ঘ. ব্যাংক হার বাড়িয়ে

১২। নিচের কোনটির মাধ্যমে বাজারে নতুন ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে?
ক. ব্যাংক হার বৃদ্ধির মাধ্যমে
খ. জমার হার বৃদ্ধির মাধ্যমে
গ. বিল পুনঃবাট্টাকরণের মাধ্যমে✓
ঘ. প্রান্তিক জমার হার বৃদ্ধি মাধ্যমে

১৩। কেন্দ্রীয় ব্যাংক কখন ঋণের সুদের হার বাড়িয়ে দেয়?
ক. বাজার প্রচুর ঋণ থাকলে
খ. কম ঋণ থাকলে
গ. মুদ্রস্ফীতির কারণে✓
ঘ. দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে

১৪। বিহিত মদ্রা হ্রাস পেলে কী হয়?
ক. মুদ্রাস্ফীতি হয়
খ. মুদ্রা সংকোচন হয়✓
গ. জিনিসপত্রের দাম বাড়ে
ঘ. বেকার সমস্যা লাঘব হয়

১৫। নিকাশ ঘরের কাজ কোনটি?
ক. কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব দেনা-পাওনা নিষ্পত্তি
খ. সরকারের দেনা-পাওনা নিষ্পত্তি
গ. আন্তঃব্যাংকিং দেনা পাওনার নিষ্পত্তি✓
ঘ. ব্যাংকসমূহের মধ্যে ঋণ সমন্বয়ে

১৬। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে-
i. নোট ইস্যু করা
ii. ঋণ নিয়ন্ত্রন
iii. বিল বাট্টাকরণ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৭। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে-
i. ঋণের সর্বশেষ আশ্রয়স্থল
ii. মুদ্রামান সংরক্ষক
iii. মুনাফা অর্জনের উদ্দেশ্য পরিচালিত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৮। সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক-
i. ঋণ আমানত তৈরি করে
ii. সরকারকে ঋণ প্রদান করে
iii. বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii

১৯। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হওয়ায় কোনো ব্যাংক যে সমস্যায় পরতে পারে তা হলো-
i. কেন্দ্রীয় ব্যাংক ঋণ সুবিধা পায় না
ii. নিকাশ ঘরের সুবিধা পায় না
iii. জনগণের আস্থা হারায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

২০। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি হ্রাস করে-
i. ব্যাংক হার বৃদ্ধি করে
ii. ব্যাংক হার হ্রাস করে
iii. জমার হার বাড়িয়ে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২১। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি কমিয়ে থাকে-
i. ব্যাংক রেট বাড়িয়ে
ii. ব্যাংক রেট কমিয়ে
iii. বিধিবদ্ধ জমা বাড়িয়ে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২২। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রনের উদ্দেশ্য গৃহীত প্রত্যাক্ষ শাস্তিমূলক ব্যবস্থার অন্তর্ভূক্ত হলো-
i. অতিরিক্ত চার্জ
ii. ঋণ সুবিধা প্রত্যাহার
iii. অতিরিক্ত নগদ জমা সঞ্চিতি সংরক্ষনের নির্দেশ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

২৩। নিকাশ ঘরের বৈশিষ্ট্য হলো-
i. এটি প্রত্যাহিক কাজ
ii. এটি কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে
iii. এটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও।
সান ব্যাংককে কেন্দ্র করে একটি দেশের মুদ্রাবাজার ও ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে। দেশটির স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা সৃষ্টিতে এ ব্যাংকটির ভূমিকা বেশি।

২৪ । সান ব্যাংকটিকে ঐ দেশটির কোন ব্যাংক বলা হয়?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. মুদ্রা প্রচলনকারী ব্যাংক
গ. কেন্দ্রীয় ব্যাংক✓
ঘ. সরকারি ব্যাংক

২৫। দেশটির স্থিতিশীলতা রক্ষায় সান ব্যাংকের ভূমিকা বেশি হবার যৌক্তিকতা হলো-
i. মুদ্রাবাজার ও সরকারকে নিয়ন্ত্রনকারী
ii. মুদ্রামান ও বৈদেশিক মুদ্রা সংরক্ষণকারী
iii. নিয়ন্ত্রনকারী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii

Share:

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-৩ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer pdf download.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
তৃতীয় অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download

ক. জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। বাণিজ্যিক ব্যাংক কী?
উত্তরঃ যে ব্যাংক জনসাধারণের আমানত গ্রহণ ও ঋণদানের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।

প্রশ্ন ২। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?
উত্তরঃ বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো ‘মুনাফা অর্জন’।

প্রশ্ন ৩।তারল্য নীতি কী?
উত্তরঃ গ্রাহকের চেকের অর্থ চাহিবামাত্র পরিশোধের সামর্থ্য ধরে রাখার জন্য কাম্য পরিমাণ তরল সম্পত্তি সংরক্ষণের কৌশলকেই তারল্য নীতি বলে।

প্রশ্ন ৪। ব্যাংকের আজ্ঞাপত্র কী?
উত্তরঃ যে দলিলের মাধ্যমে কোনো ব্যাংক তার অন্য কোনো শাখা বা অন্য কোনো ব্যাংককে নির্দিষ্ট ব্যক্তি অথবা ধারককে নির্দিষ্ট পরিমাণ অর্থ চাহিবামাত্র প্রদানের নির্দেশ দিয়ে থাকে, তাকে ব্যাংকের আজ্ঞাপত্র বলে।

প্রশ্ন ৫। বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটি?
উত্তরঃ বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস হলো আমানতকারীদের জমাকৃত অর্থ।

প্রশ্ন ৬। ব্যাংকের মুনাফার নীতি কী?
উত্তরঃ তারল্য অবস্থা সংরক্ষণপূর্বক অতিরিক্ত তহবিল নিরাপদ ও লাভজনক খাতে ঋণদান বা বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারার নীতিকেই ব্যাংকেরে মুনাফা অর্জনের নীতি বলে।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
তৃতীয় অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download

খ. অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির কৌশল উল্লেখ কর।
অথবা, বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে?
অথবা, “ বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে”- ব্যাখ্যা কর।
উত্তরঃ যে অভিনব পন্থায় বাণিজ্যিক ব্যাংক সরাসরি নগদে ঋণ না দিয়ে তা ঋণগ্রহীতার আমানত হিসেবে স্থানান্তর করে নতুন ঋণের সৃষ্টি করে, তাকে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি বলে।

বাণিজ্যিক ব্যাংকর কাউকে ঋণ দিলে সরাসরি না দিয়ে গ্রাহকের হিসাবে জমা করে। এতে ঋণ আমানত সৃষ্টি হয়। আবার আমানত থেকে তারল্য সংরক্ষণ করে বাকিটা ঋণ দেয়। এভাবেই ঋণ থেকে আমানত এবং আমানত থেকে ঋণ সৃষ্টি হয়।

প্রশ্ন ২। বাণিজ্যিক ব্যাংককে মুদ্রাবাজারে মধ্যমণি বলা হয় কেন?
উত্তরঃ মধ্যমণি বলতে মধ্য অবস্থান বা কেন্দ্রীয় বা জনপ্রিয় অবস্থানকে বোঝায়। বাণিজ্যিক ব্যাংককে মুদ্রাবাজারে মধ্যমণি বলা হয়। কারণ জনগণের সঞ্চিত অর্থ এ ব্যাংক বিভিন্নি হিসাবের মাধ্যমে সংগ্রহ করে, অর্থের নিরাপত্তা দেয়। নিরাপদে অর্থ স্থানান্তর করে। লেনদেন সহজ ও নিরাপদ করার লক্ষে অর্থের বিকল্প মাধ্যম সৃষ্টি করে। ঋণদানের মাধ্যমে অর্থেও উপযোগ বৃদ্ধি করে।

প্রশ্ন ৩। বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ দেয় না কেন?
উত্তরঃ বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের নিকট হতে সঞ্চিত আমানত গ্রহণের মাধ্যমে তহবিল গঠন করে এবং তা হতেই ঋণদান করে। গ্রাহক যে কোন সময় সঞ্চিত অর্থ ফেরত চাইলেই প্রদান করতে বাণিজ্যিক ব্যাংক বাধ্য থাকে। গ্রাহক চাইলেই যেন অর্থ ফেরত দেওয়া যায় সেজন্য বণিজ্যিক ব্যাংককে পর্যাপ্ত অর্থ নগদ তহবিলে জমা রাখতে হয়। তাই বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ দেয় না।

প্রশ্ন ৪। বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে?
উত্তরঃ চেক, ড্রাফট, বিনিময়, হুন্ডি ইত্যাদি ইস্যু করার মাধ্যমে বাণিজ্যিক ব্যঅংক বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে।

নোট বিনিময়ের সবচেয়ে সহজ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। কিন্তু বাণিজ্যিক ব্যাংকসমূহ নোট ইস্্ুয করতে পাওে না তার বিভিন্ন পত্রের মাধ্যমে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে\ এসব পত্রের মধ্যে চক, ড্রাফট, বিনিময়, হুন্ডি অন্যতম। এগুলোর সাহায্যে জনগন অতি সহজেই তাদের লেনদেন নিষ্পত্তি করতে পারে। ফলে দেশে অর্থনৈতিক লেনদেনের পরিমাণ বৃদ্ধি পায় ও উন্নয়ন ত্বরান্বিত হয়।

প্রশ্ন ৫। ব্যাংক কিভাবে মূলধন গঠনে সহায়তা করে?
উত্তরঃ ব্যাংক জনগণের বিক্ষিপ্ত সঞ্চয়গুলোকে আমানত হিসেবে গ্রহণ করে মূলধন গঠনে সহায়তা করে।

দেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বিপুল পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। অর্থবাজারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ব্যাংক গ্রাহকদেও সঞ্চয় অর্থ থেকে মূলধন গঠন করে অর্থ সংস্থান করে। ব্যাংক বিশেষত বাণিজ্যিক ব্যাংক দেশের সর্বত্র শাখা প্রতিষ্টার মাধ্যমে জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করে ও আমানত সংগ্রহের চেষ্ট চালঅয় এতে দেশে সঞ্চয় বাড়ে ও তা ব্যাংকে এসে মূলধনে রুপান্তিত হয়। এককথায় জনসাধারণ বিক্ষিপ্তভাবে ব্যাংকে যে সঞ্চয় করে, ব্যাংক তা একত্রিত করে মূলধন গঠন করে থাকে।

প্রশ্ন ৬। বিনিময়ের মাধ্যম সৃষ্টি কী বোঝায়?
উত্তরঃ বাণিজ্যিক ব্যাংক কর্তৃক মুদ্রা বিনিময়ের বিভিন্ন মাধ্যম সৃষ্টির কৌশলই হলো বিনিময় মাধ্যম সৃষ্টি।

মুদ্রা বিনিময়ের অন্যতম মাধ্যম হলেও বিনিময়ের বিকল্প হিসেবে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরণের মাধ্যম সৃষ্টি করে, যাকে বিনিময় মাধ্যম বলে। পূর্বে বাণিজ্যিক ব্যাংকসমূহের কাগজি নোট প্রচলনের ক্ষমতা ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংক ব্যাবস্থা প্রবর্তনের পর বাণিজ্যিক ব্যাংক সমূহ কাগজি নোট প্রচলের ক্ষমতা রতিহত বা বন্ধ হয়ে যায়। তবে বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের কর্মকান্ড অব্যাহত রাখার জন্য তথা দেশের ব্যবসা-বাণিজ্যের সুবিধার্তে কাগজি নোটের বিকল্প হিসেবে চেক, ড্রাফট, পে-অর্ডার, ক্রেডিট কার্ড, ব্যাংক গ্যারান্টি প্রভৃতি বিনিময় মাধ্যম সৃষ্টি করে। যা বর্তমানে ব্যাপকভাবে প্রচলিত।

প্রশ্ন ৭। বাণিজ্যিক ব্যাংকসমূহ কীভাবে তারল্য বজায় রাখে?
উত্তরঃ বাণিজ্যিক ব্যাংক সর্বদাই আমানতকারীদের আমানতকৃত অর্থেও কিছু অংশ তরল সম্পদ হিসেবে সংরক্ষণ করে যাতে আমনতকারী চাহিবামাত্র ব্যাংক তার অর্থ ফেরত দিতে পারে। কেননা আমানতকারিগণ দাবি করা মাত্র ব্যাংক অর্থ প্রদানে বাধ্য থাকে। তাছাড়া গ্রাহক অর্থ উত্তোলনের ব্যর্থ হলে ব্যাংক সুনাম নষ্ট হয়। তাই গ্রাহকদরে জমাকৃত অর্থ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তারল্য হিসেবে জমা রাখে।

গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)-
প্রশ্নের ধরণ
✍ বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে ধারণা দাও।
✍ ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্ক বর্ণনা করো।
✍ কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার তুলনামূলক পার্থক্য আলোচনা করো।
✍ অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের প্রয়োজনীয়তা বর্ণনা করো।
✍ ‘বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী’ - ব্যাখ্যা করো।
✍ অর্থ প্রাপ্তিতে বাণিজ্যিক ব্যাংকের নিশ্চয়তা সনদের প্রয়োজনীয়তা বর্ণনা করো।
✍ বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ও বিনিয়োগ নীতি অনুসরণের কারণসমূহ আলোচনা করো।
✍ বাণিজ্যিক ব্যাংকের নীতিসমূহ আলোচনা করো।
✍ বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির কৌশল বর্ণনা করো।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
তৃতীয় অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১। উপমহাদেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক কোনটি?
ক. দি হিন্দুস্থান ব্যাংক
খ. দি জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া
গ. হাবিব ব্যাংক✓
ঘ. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া

২। বাংলাদেশে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি?
ক. রূপালী ব্যাংক
খ. সোনালী ব্যাংক✓
গ. ইসলামী ব্যাংক বাংলাদেশ
ঘ. জনতা ব্যাংক

৩। কোন নীতি বিবেচনায় বাণিজ্যিক ব্যাংক সব সময় ভল্টে নগদ অর্থ সংরক্ষণ করে?
ক. তারল্য✓
খ. নিরাপত্তা
গ. সচ্ছলতা
ঘ. মিতব্যয়িতা

৪। বাণিজ্যিক ব্যাংক-কে পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা সংরক্ষণ করতে হয় কোন নীতি অনুসারে?
ক. তারল্যের নীতি
খ. নিরাপত্তার নীতি
গ. সচ্ছলতার নীতি✓
ঘ. মুনাফার নীতি

৫। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাথে কোন নীতি অনুসরণ করে?
ক. সহযোগিতার নীতি✓
খ. প্রতিযোগীতার নীতি
গ. বিনিয়োগকারীর নীতি
ঘ. প্রচারের নীতি

৬। বিভিন্ন শিল্পভূক্ত ফার্মে ঋণদান বাণিজ্যিক ব্যাংকের কোন নীতির সাথে সঙ্গতিপূর্ণ?
ক. সচ্ছলতার নীতি
খ. মুনাফার নীতি
গ. বৈচিত্রায়নের নীতি✓
ঘ. দক্ষতার নীহি

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল (Srijonshil) ও বহুনির্বাচনি (mcq) প্রশ্ন-উত্তর অধ্যায়-৩

৭। ঋণ আমানত সৃষ্টি প্রক্রিয়া বাধাগ্রস্থ হয় কখন?
ক. দেশে মুদ্রাস্ফীতি হলে
খ. বিদেশি বিনিয়োগ কমলে
গ. কেন্দ্রীয় ব্যাংক জমার হার বৃদ্ধি করলে✓
ঘ. জনসংখ্যা বাড়লে

৮। বাণিজ্যিক ব্যাংকের সর্বাধিক প্রচলিত ঋণ কোনটি?
ক. স্বল্পমেয়াদি ঋণ✓
খ. মধ্যমেয়াদি ঋণ
গ. স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ
ঘ. দীর্ঘমেয়াদি ঋণ

৯। বাণিজ্যিক ব্যাংকের সুনাম ও সাফল্য কীসের ওপর নির্ভর করে?
ক. ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রনের ওপর
খ. নিকাশঘরের দায়িত্ব রক্ষার ওপর
গ. আমানতকারীর আস্থা রক্ষার ওপর✓
ঘ. মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষার ওপর

১০। জনাব জুনাইদকে ১,০০,০০০ টাকা ঋণ মঞ্জুর করা হলো।এক্ষেত্রে, ব্যাংকের নগদ জমার হার ৫% ও বিধিবদ্ধ তারল্য সঞ্চিতির হার ১৫% হলে, ঋণকৃত অর্থ অর্থনীতিতে কত টাকার ঋণ আমানত সৃষ্টি করবে?
ক. ২০,০০০ টাকা
খ. ৬,৬৬,৬৬৭ টাকা✓
গ. ২০,০০,০০০ টাকা
ঘ. ৫,০০,০০০ টাকা

১১। ঋণ আমানত সৃষ্টির সকল অনুমতি শর্ত বহার থাকা সাপেক্ষে ১,০০০ টাকার প্রাথমিক আমানত ব্যাংকিং ব্যবস্থায় কত টাকার ঋণে পরিণত হবে, যদি বাধ্যতামূলক সঞ্চিতির হার ২০% হয়?
ক. ১,০০০ টাকা
খ. ৪,০০০ টাকা
গ. ৫,০০০ টাকা✓
ঘ. ২০,০০০ টাকা

১২। ব্যাংক নিজস্ব তহবিল সংগ্রহ করে কোথা থেকে?
ক. জনগণ থেকে
খ. সরকার থেকে
গ. শেয়ার বিক্রয় ও মুনাফা হতে✓
ঘ. অন্যান্য ব্যাংক হতে

১৩। অর্থ বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উপাদান?
ক. বাণিজ্যিক উপাদান
খ. অবাণিজ্যিক উপাদান
গ. ব্যবসায়িক উপাদান✓
ঘ. অব্যবসায়িক উপাদান

১৪। বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টির কৌশল হিসেবে কী ক্রয় করে?
ক. শেয়ার
খ. বিহিত মুদ্রা✓
গ. বৈদেশিক মুদ্রা
ঘ. সরকারি তহবিল

১৫। বাণিজ্যিক ব্যাংক কীভাবে সুষম অর্থনৈতিক উন্নয়ন করে?
ক. প্রশিক্ষন দিয়ে
খ. বড় শিল্পে ঋণ দিয়ে
গ. ভোক্তাদের ঋণ দিয়ে
ঘ. সব শ্রেণীকে ব্যাংকিং সুবিধা দিয়ে✓

১৬। বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী কারণ-
i. দীর্ঘমেয়াদী ঋণ দিতে আইনের বাধা আছে
ii. সঞ্চয়ী ও চলতি হিসাবের আধিক্য রয়েছে
iii. ব্যাংক পরের অর্থে ব্যবসা করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii

১৭। ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যায়-
i. বিদ্যুৎ বিল
ii. নাস্তার বিল
iii. গ্যাস বিল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii*
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৮। বাণিজ্যিক ব্যাংকের যে সকল আধুনিক সুবিধা গ্রাহক সেবার মান বৃদ্ধিতে ভূমিকা রেখেছে, তা হলো-
i. এটিএম বুথ
ii. লকার ভাড়া
iii. অনলাইন ব্যাংকিং

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৯। অধিক তারল্য সংরক্ষণ করার ফলে ব্যাংকের ঋণদান ক্ষমতা-
i. হ্রাস পায়
ii. বৃদ্ধি পায়
iii. অপরিবর্তিত থাকে

নিচের কোনটি সঠিক?
ক. র✓
খ. রর
গ. iii
ঘ. i, ii ও iii

২০। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল-
i. বিনিয়োগের মাধ্যম সৃষ্টি
ii. আমানত থেকে ঋণ সৃষ্টি
iii. ঋণ হতে আমানত সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii

২১। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল-
i. প্রত্যয় পত্র
ii. ব্যাংক আজ্ঞাপত্র
iii. ট্রেজারি বিল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২২। ‘সুপার ব্যাংক’ একটি বাণিজ্যিক ব্যাংক।ব্যাংকটি চেক, ড্রাফট ও ঋণপত্র ক্রয় বিক্রয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে-
i. জনগণের
ii. সরকারের
iii. কেন্দ্রীয় ব্যাংকের

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৩। বাণিজ্যিক ব্যাংকের অভ্যন্তরীণ বাণিজ্যের ভূমিকার মধ্যে পড়ে-
i. মূলধন সরবরাহ
ii. প্রত্যয়পত্র ইস্যু
iii. কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
ঋতু চাকরির জন্য পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখল। সে চাকরির ইন্টারভিউতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিল। ইন্টারভিউ ফরমের ফি ব্যাংরেক মাধ্যমে পে-অর্ডার করে পাঠাতে হবে।তাই সে ‘খ’ ব্যাংকে গিয়ে পে-অর্ডারের মাধ্যমে ৩০০ টাকা ঐ কোম্পানিতে পাটালো।

২৪। ‘খ’ ব্যাংক ঋতুর নিকট কী হিসেবে কাজ করছে?
ক. গ্রাহকের প্রতিনিধি
খ. নিরাপত্তার প্রতীক
গ. বিশ্বস্ততার প্রতীক
ঘ. মূলধন স্থানান্তর✓

২৫। পে-অর্ডার ইস্যুর মাধ্যমে ‘খ’ ব্যাংক কোন ধরনের কার্য সম্পাদন করেছে?
ক. গোপনীয়তা
খ. বিশ্বস্ততার প্রতীক
গ. নিরাপত্তা
ঘ. সেবা বিক্রয়✓

Share:

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-৪ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer pdf download.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
চতুর্থ অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download

ক. জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। ব্যাংক হিসাব কী?
উত্তরঃ যে প্রক্রিয়ার মধ্যদিয়ে ব্যাংক গ্রাহকের আমানতি অর্থ জমা রাখে, অর্থ উত্তোলনের সুযোগ দেয় এবং সকল দেনা-পাওনার হিসাব সমন্বয় করে তাকে ব্যাংক হিসাব বলা হয়।

প্রশ্ন ২। নমুনা স্বাক্ষর কার্ড কী?
উত্তরঃ ব্যাংক আমানত হিসাব পরিচালনা করার জন্য ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে আবেদনপত্রের সাথে ছাপানো কার্ডে আমানতকারী স্বাক্ষর প্রদান করে, তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে।

প্রশ্ন ৩। প্রমিসরি নোট কী?
উত্তরঃ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পরে বা চহিবামাত্র প্রদানের লিখিত শর্তহীন অঙ্গীকার প্রদান করলে তাকে অঙ্গীকারপত্র বা প্রমিসরি নোট বলে।

প্রশ্ন ৪। চলতি হিসাব কী?
উত্তরঃ যে হিসাব কার্য দিবসে যতাবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায় এবং উত্তোলন করা যায় ও কোনো সুদ পাওয়া যায় না, তাকে চলতি হিসাব বলে।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
চতুর্থ অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download
খ. অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। একজন ছাত্রের জন্য কোন হিসাব উপযোগী?
উত্তরঃ একজন ছাত্রের জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী।
সঞ্চয়ী হিসাব হলো এমন এক ধরনের হিসাব যে হিসাবে গ্রাহক যতবার খুশি ততবার অর্থ জমা করে এবং অর্থ সঞ্চয় করতে পারে। আর ছাত্ররা তাদের খচের টাকা খেকে কিছু টাকা বাচিয়ে এ হিসাব খোলার মাধ্যমে তাদের জমাকৃত অর্থ সঞ্চয় করতে পারে।

প্রশ্ন ২। একজন ব্যবসায়ীর জন্য কোন ধরনের হিসাব উত্তম ও কেন?
উত্তরঃ একজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উত্তম। কেননা এ হিসাবের মাধ্যমে গ্রাহক যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করতে পারে। ব্যবসায়ীদের প্রতিনিয়ত আর্থিক লেনদেন করতে হয় এবং নগদ ঋণ ধার ও জমাতিরিক্ত ঋণও প্রয়োজন হয়, যা চলতি হিসাব থেকেই পাওয়া যায়। তাই ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উত্তম।

প্রশ্ন ৩। KYC ফরম বলতে কী বোঝায়?
উত্তরঃ KYC এর অর্থ “Know Your Customer” অর্থাৎ গ্রাহককে জান। সাধারণ অর্থে, ব্যাংক তার গ্রাহক সম্পর্কে যে ফর্মের দ্বারা বিশদ ধারণা নেয়, তাকে KYC ফর্ম বলে । বিস্তারিত ভাবে বলতে গেলে, সুনির্দিষ্ট কারণবশত কোনো বিশ্বস্ত সূত্র, নিরপেক্ষ প্রমাণপত্র এবং কোনো নিরপেক্ষ উৎস থেকে গ্রাহকদের ব্যক্তিগত পরিচয়ের সত্যতা প্রতিপাদন ও তাদের ভালোভাবে শনক্তকরণ যা দ্বারা করা হয়, তাকেই KYC ফর্ম বলে। অর্থাৎ KYCফর্ম হচ্ছে Customer বা গ্রাহক সম্পর্কে জানার একটি পত্র । ব্যাংকের আর্থিক দুর্নীতি মোকাবিলা করতে KYC ফরম সক্ষম।

প্রশ্ন ৪। চলতি হিসাবের বিপরীতে ব্যাংক সুদ প্রদান করে না কেন?
উত্তরঃ চলতি হিসাবের আমানতি অর্থ ব্যাংক বিনিয়োগ করতে পারে না বিধায় চলতি হিসাবের বিপরীতে ব্যাংক সুদ প্রদান করে না।
চলতি হিসাবের আমনতি অর্থ যেকোনো মুহুর্তে সংশ্লিষ্ট আমানতকারী উত্তোলন করতে পাওে বিধায় এ আমাতের ওপর কোনো বিনিযোগ সুবিধা নেই বললেই চলে।তাই চলতি হিসাবের বিপরীতে ব্যাংক সুদ প্রদান করে না।

প্রশ্ন ৫। কোন হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না?
উত্তরঃ স্থায়ী হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না। যে হিসাবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখা হয় এবং এর মধ্যে নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় না তাকেস্থায়ী হিসাব বলে। স্থায়ী হিসাব মেয়াদি আমানত হিসাবও বলা হয়। মেয়াদের পূর্বে অর্থ উত্তোলনে করা যায় না বিধায় চেক বইয়ের প্রয়োজন হয় না। যার দরুণ স্থায়ী হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না।

প্রশ্ন ৬। একটি ব্যবসায়ের জন্য কোনধরনের হিসাব উত্তম? ব্যাখ্যা কর।
উত্তরঃ একজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উত্তম। কেননা এ হিসাবের মাধ্যমে গ্রাহক যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করতে পারে। ব্যবসায়ীদের প্রতিনিয়ত আর্থিক লেনদেন করতে হয় এবং নগদ ঋণ ধার ও জমাতিরিক্ত ঋণও প্রয়োজন হয়, যা চলতি হিসাব থেকেই পাওয়া যায়। তাই ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উত্তম।

গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✍ ব্যবসা-বাণিজ্যে ব্যাংক হিসাবের গুরুত্ব আলোচনা করো।
✍ সঞ্চয়ী হিসাব সম্পর্কে ধারণা দাও।
✍ স্থায়ী হিসাবের সুবিধাসমূহ আলোচনা করো।
✍ স্থায়ী হিসাব সম্পর্কে ধারণা দাও।
✍ সঞ্চয়ী হিসাব সম্পর্কে ধারণা দাও।
✍ সঞ্চয়ী হিসাবের সুবিধাসমূহ আলোচনা করো।
✍ সঞ্চয়ী হিসাবের অসুবিধাসমূহ আলোচনা করো।
✍ বিশেষ সঞ্চয়ী হিসাব সম্পর্কে আলোচনা করো।
✍ চলতি হিসাব সম্পর্কে ধারণা দাও।
✍ চলতি হিসাবের সুবিধাসমূহ আলোচনা করো।
✍ স্থায়ী হিসাব ও সঞ্চয়ী হিসাবের মধ্যকার তুলনামূলক পার্থক্য আলোচনা করো।
✍ বিশেষ চলতি হিসাব সম্পর্কে ধারণা দাও।
✍ স্থায়ী হিসাব ও চলতি হিসাবের মধ্যকার তুলনামূলক পার্থক্য আলোচনা করো।
✍ ব্যাংক হিসাব নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
চতুর্থ অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১। হিসাব খোলার সময় নমুনা স্বাক্ষর গ্রহণের পর আমানতকারিকে ব্যাংকে কী জমা দিতে হয়?
ক. জমা বই
খ. দলিলাদি
গ. ন্যূনতম অর্থ✓
ঘ. ছবি

২। ব্যাংক পাস বই কী?
ক. জমা ও উত্তোলনের হিসাব✓
খ. জমা বই
গ. উত্তোলনের হিসাব
ঘ. ঋণ হিসাব

৩। নমুনা স্বাক্ষর কার্ডে গ্রাহককে কয়টি স্বাক্ষর প্রদান করতে হয়?
ক. এক
খ. দুই
গ. তিন✓
ঘ. চার

৪। কোনটির সাথে হিসাব খোলা সমাপ্ত হয়?
ক. জমার রশিদ সংগ্রহ
খ. জমার পরদিন
গ. চেক বই সংগ্রহ
ঘ. প্রাথমিক জমা প্রদান✓

৫। KYC-এর অর্থ কী?
ক. তোমার গ্রাহককে জানো✓
খ. তোমার ব্যাংক সম্পর্কে জানো
গ. অন্যায় আর্থিক লেনদেন
ঘ. হিসাব গ্রহীতার ব্যয়

৬। গ্রাহককে যথেষ্টভাবে জানতে হিসাব খুলতে আবেদন পত্রের সাথে যে ফরম দেয়া হয় তাকে কী বলে?
ক. AYC ফরম
খ. YKC ফরম
গ. KYC ফরম✓
ঘ. BMC ফরম

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল (Srijonshil) ও বহুনির্বাচনি (mcq) প্রশ্ন-উত্তর অধ্যায়-৪

৭। স্থায়ী হিসাবের গ্রাহক কীরূপে অর্থ উত্তোলন করে?
ক. জমা রশিদের মাধ্যমে✓
খ. চেকের মাধ্যমে
গ. আদেশের মাধ্যমে জমাকৃত অর্থ
ঘ. নির্দেশের মাধ্যমে

৮। নিচের কোনটির বিবেচনায় সঞ্চয়ী হিসাব অপেক্ষা চলতি হিসাব উত্তম?
ক. ব্যাংক চার্জের পরিমাণ
খ. প্রাথমিক জমার পরিমাণ
গ. আমানতের উপর সুদ
ঘ. জমাতিরিক্ত ঋণ গ্রহণ✓

৯। কোন হিসাবের সুদের হার সব থেকে বেশি?
ক. চলতি
খ. বিশেষ চলতি
গ. স্থায়ী✓
ঘ. সঞ্চয়ী

১০। স্থায়ী হিসাব কী?
ক. অবচয় হিসাব
খ. উত্তোলন হিসাব
গ. ঋণের সুদ হিসাব
ঘ. পুঞ্জীভূত অবচয় হিসাব✓

১১। কোন হিসাবের বিপরীতে ব্যাংক জমাতিরিক্ত ঋণ মঞ্জুর করে?
ক. স্থায়ী হিসাব
খ. সাধারণ সঞ্চয়ী হিসাব
গ. চলতি হিসাব✓
ঘ. বিশেষ সঞ্চয়ী হিসাব

১২। নগদ লেনদেনের জন্য সবচেয়ে সুবিধাজনক হিসাব কোনটি?
ক. সঞ্চয় হিসাব
খ. স্থায়ী হিসাব
গ. মেয়াদি হিসাব
ঘ. চলতি হিসাব✓

১৩। কোন হিসাবে সুদের হার সবচেয়ে কম হয়?
ক. সঞ্চয়ী হিসাব
খ. বিশেষ চলতি হিসাব✓
গ. পেরশন সঞ্চয়ী হিসাব
ঘ. স্থায়ী হিসাব

১৪। কৃষক বিবেচনায় সঞ্চয়ী হিসাবে কত টাকায় হিসাব খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক?
ক. ১০ টাকা✓
খ. ২০ টাকা
গ. ৩০ টাকা
ঘ. ৪০ টাকা

১৫। রবিউল সাহেব একজন ব্যবসায়ী। তার দৈনন্দিন বারবার টাকা জমা দেয়া ও উত্তোলন করার প্রয়োজন পড়ে। কিন্তু তিনি সঞ্চয়ী হিসাব খোলায় টাক উত্তোলন করতে পারছেন না।এক্ষেত্রে রবিন সাহেবের জন্য উপযুক্ত হিসাব কোনটি?
ক. চলতি হিসাব✓
খ. স্থায়ী হিসাব
গ. সঞ্চয়ী হিসাব
ঘ. বিশেষ চলতি হিসাব

১৬। চলতি ও স্থায়ী হিসাবের মিলের ক্ষেত্র কোনটি?
ক. প্রাথমিক জমা সমান
খ. সুদের হার সমান
গ. উভয় হিসাবের বিপক্ষে ব্যাংক ঋণ দেয়✓
ঘ. উভয় হিসাব থেকেই ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে

১৭। ব্যাংক হিসাব খুলে একজন গ্রাহক যে সকল সুবিধা পেতে পারেন-
i. অর্থের নিরাপদ সংরক্ষণ
ii. অধিক মুনাফা
iii. ঝুঁকিবিহীন লেনদেন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

১৮। ব্যাংক হিসাব খোলার জন্য অবশ্যই প্রয়োজন-
i. পরিচয়দানকারীর সুপারিশ
ii. প্রয়োজনীয় ছবি সংযুক্ত করা
iii. ব্যাংক ম্যানেজারের সুপারিশ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৯। কোম্পানি সংগঠনের জন্য ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকে জমা দিতে হয়-
i. ট্রেড লাইসেন্স
ii. নিবন্ধনপত্র
iii. ব্যাংক হিসাব পরিচালনা সংক্রান্ত বোর্ডের সিদ্ধান্তর কপি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

২০। চলতি ও সঞ্চয়ী হিসাবে গ্রাহক যে দলিলের দ্বারা হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারেন-
i. ডেবিট কার্ড
ii.চেক
iii. এটিএম কার্ড

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

২১। সঞ্চয়ী ও চলতি হিসাবের মধ্যে অমিল হলো-
i. চেক বই সরবরাহ
ii. সুদ প্রদান
iii. উত্তোলনের বাধ্য-বাধকতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii

২২। সঞ্চয়ী হিসাবের জন্য যা প্রয়োজনীয়-
i. পাস বই
ii. চেক বই
iii. জমা রশিদ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

২৩। একজন বড় ব্যবসায়ী হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক বাছাইয়ে যেসব বিষয় বিবেচনা করেন, তা হলো-
i. ব্যাংকের তালিকাভূক্তি
ii. ঋণ সুবিধা
iii. আমানত প্রকল্প

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব মবিন সাহেব সরকারি চাকরি করেন।তার লেনদেনের সুবিধার্থে তিনি একটি ব্যাংক হিসাব খুলতে চাইলে নির্ধারিত ফরমে একজন সত্যয়নকারীর স্বাক্ষরসহ নানান তথ্যের প্রয়োজন হয়। এছাড়াও আরো অনেক নিয়মকানুন মেনে তিনি শেষ পর্যন্ত একটি ব্যাংক হিসাব খুলতে সমর্থ হন।

২৪। জনাব মবিন সাহেবের হিসাবটি কোন ধরনের?
ক. চলতি হিসাব
খ. স্থায়ী হিসাব
গ. বিশেষ চলতি হিসাব
ঘ. সঞ্চয়ী হিসাব✓

২৫। জনাব মবিন সাহেবের হিসাব খুলতে যেসব কাগজপত্র লাগবে তা হলো-
i. হিসাব পরিচালনার জন্য প্রতিষ্ঠানের অনুমতিপত্র
ii. পাসপোর্ট সাইজের ছবি
iii. জাতীয় পরিচয়পত্রের ছবি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii

Share:

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-৫ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer pdf download.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
পঞ্চম অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download
ক. জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। হস্তান্তরযোগ্য দলিল কী?
উত্তরঃ ঋণের যে দলিল অবাধে হস্তান্তরযোগ্য তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে।

প্রশ্ন ২। ব্যাংক ড্রাফট কী?
উত্তরঃ চাহিবামাত্র প্রাপককে অর্থ পরিশোধের জন্য ব্যাংকের এক শাখা কর্তৃক অন্য শাখা বা প্রতিনিধি ব্যাংককে যে লিখিত নির্দেশ দেওয়া হয়, তাকে ব্যাংক ড্রাফট বলে।

প্রশ্ন ৩। বাহক চেক কী?
উত্তরঃ যে চেক প্রাপকের নামের স্থানের পরে ‘কে অথবা বাহককে’ শব্দগুলো লেখা থাকে তাকে বাহক চেক বলে।

প্রশ্ন ৪। পে-অর্ডার কী?
উত্তরঃ যে দলিল ইস্যুর মাধ্যমে ব্যাংক দলিলে প্রাপককে চাহিবামাত্র অর্থ পরিশোধের নিশ্চয়নতা প্রদান করে তাকে পে অর্ডার বলে।


এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
পঞ্চম অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download

খ. অনুধবানমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলতে কী বোঝায়?
উত্তরঃ যথানিয়মে এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরের মাধ্যমে যে দলিলের হস্তান্তরগ্রহীতা এর বৈধ মালিকানা বা স্বত্ব লাভ করে তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে।বাংলাদেশে প্রযোজ্য ১৯৮১ সালে হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইনে বলা হয়েছে- “নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা বাহককে দেয় অংগীকারপত্র, বিনিময় বিল এবং চেককে হস্তান্তরযোগ্য দলিল বলা হয়। অংগীকারপত্র, বিনিময় বিল এবং চেক ছাড়াও দেশি হুন্ডি, চালানি রসিদ, লভ্যাংশ পরোয়নান, ব্যাংকের আজ্ঞাপত্র, বাহকের দস্তগত ইত্যাদি মুদ্রাবাজারের নীতি অনুযায়ী হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে গণ্য।

প্রশ্ন ২। বিনিময় বিল বলতে কী বোঝায়?
উত্তরঃ আদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত যে দলিলে উক্ত ব্যক্তি অপর কোনিা ব্যাক্তিকে বা তার আদেশে কোনো ব্যক্তিকে বা দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর বা চাহিবামাত্র প্রদানের জন্য অন্যকোন ব্যক্তিকে যে শর্তহীন নির্দেশ দেয় তাকে বিনিময় বিল বলে।

প্রশ্ন ৩। ব্যাংক ড্রাফট বলতে কী বোঝায়?
উত্তরঃ কোন ব্যাংক শাখা তার অন্য কোন শাখা ব্যাংকে বা তার প্রতিনিধি ব্যাংকে যখন কোন নির্দিষ্ট ব্যক্তি বা তার আদেশানুসাওে কোন ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ চাহিবামাত্র প্রদান করার লিখিত নির্দেশ দেয় তাকে ব্যাংকের আজ্ঞাপত্র বলে।

একস্থান থেকে অন্য স্থানে নিরাপদে কম খরচে যে কোন অঙ্কের অর্থ স্থানান্তরের জন্য ব্যাংকের আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট ব্যবহৃত হয় এটি ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ ঋণের দলিল। এর সাহায্যে স্বল্প খরচে ও অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ করা যায়।

প্রশ্ন ৪। বড় অঙ্কের লেনদেনের জন্য কোন মাধ্যমটি উত্তম?
উত্তরঃ বড় অঙ্কের লেনদেনের জন্য পে-অর্ডার উত্তম।

যে দলিল মাধ্যমে ব্যাংক এর প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নিশ্চয়নতা প্রদান করে তাকে পে অর্ডার বলে। চেক প্রদত্ত হলে তাতে প্রাপকের অর্থ না পাওয়ার নানান কারণ থাকতে পারে। কিন্তু ব্যাংক পে-অর্ডার ইস্যু করলে এরুপ সম্ভাবনা থাকে না। তাই বড় অঙ্কেও লেনদেনের জন্য পে-অর্ডার উত্তম।

গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✍ চেক সম্পর্কে ধারণা দাও।
✍ হস্তান্তরযোগ্য দলিলসমূহের পক্ষসমূহ সম্পর্কে বর্ণনা করো।
✍ সরকারি নোট সম্পর্কে ধারণা দাও।
✍ ব্যাংক নোট সম্পর্কে ধারণা দাও।
✍ সরকারি নোট ও ব্যাংক নোটের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
পঞ্চম অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১। হস্তান্তরযোগ্য দলিল কী?
ক. প্রামান্য দলিল✓
খ. শর্তযুক্ত দলিল
গ. আদালতের নির্দেশনামা
ঘ. অপরিশোধ্য মাধ্যম

২। হস্তারন্তরযোগ্য দলিল কার প্রতি লিখিত আদেশ?
ক. প্রাপক কর্তৃক পাওনাদারের
খ. প্রাপক কর্তৃক দেনাদরের✓
গ. প্রাপক কর্তৃক ব্যাংকারের
ঘ. প্রাপক কর্তৃক গ্রাহকের

৩। নিচের কোনটির হস্তান্তর অযোগ্য দলিল?
ক. অঙ্গীকারপত্র
খ. বিনিময় বিল
গ. শেয়ার সার্টিফিকেট✓
ঘ. ঋণপত্র

৪। বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোনটি?
ক. পে-অর্ডার
খ. ব্যাংকের সনদ
গ. বিনিময় বিল✓
ঘ. চেক

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল (Srijonshil) ও বহুনির্বাচনি (mcq) প্রশ্ন-উত্তর অধ্যায়-৫

৫। অঙ্গীকারপত্রের অর্থ সংগ্রহের জন্য যুক্তিসঙ্গত সময়ের মধ্যে কার নিকট উপস্থাপন করতে হয়?
ক. প্রতিশ্রুতি দাতা✓
খ. প্রতিশ্রুতি গ্রহীতা
গ. ব্যাংক
ঘ. প্রাপক

৬। হস্তান্তরযোগ্য দলিল হিসেবে কোনটি বেশি প্রচলিত?
ক. অঙ্গীকারপত্র
খ. ডিমান্ড ড্রাফট
গ. ব্যাংক ড্রাফট
ঘ. চেক✓

৭। মিসেস মালিহা বিদেশে স্বপরিবারে ভ্রমণের লক্ষ্যে মেঘনা ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ দেশীয় মুদ্রা জমা দেয় এবং পরবর্তীতে ব্যাংক তাকে একটি নোট ইস্যু করে। মেঘনা ব্যাংক মিসেস মালিহার জন্য কী ইস্যু করে?
ক. প্রত্যয়পত্র
খ. ভ্রমণকারির চেক
গ. ভ্রাম্যমান নোট
ঘ. ভ্রমণকারীর প্রত্যয়পত্র✓

৮। বিনিময় বিলের মাধ্যমে কী হয়?
ক. স্বল্পমেয়াদী অর্থসংস্থান হয়✓
খ. দীর্ঘমেয়াদি অর্থসংস্থান হয়
গ. মধ্যমেয়াদি অর্থসংস্থান হয়
ঘ. সরকারি অর্থসংস্থান হয়

৯। ব্যাংকের আজ্ঞাপত্র প্রস্তুত করে কে?
ক. পাওনাদার
খ. দেনাদার
গ. ব্যাংক✓
ঘ. কেন্দ্রীয়

১০। ব্যাংক ড্রাফট ব্যবহার করা হয় কেন?
ক. অর্থের নিরাপত্তা প্রদানের জন্য
খ. প্রাপকের অর্থ প্রাপ্তি নিশ্চিত করার জন্য
গ. পাওনাদারকে অর্থ প্রদানের জন্য
ঘ. অর্থের নিরাপদ স্থানান্তরের জন্য✓

১১। অঙ্গীকারপত্রে কার স্বাক্ষর অবশ্যই থাকতে হয়?
ক. অঙ্গীকারগ্রহীতা
খ. অঙ্গীকারদাতা
গ. স্বীকৃতিকারী
ঘ. আদেষ্টা✓

১২। বিনিময় বিলে আইনগত স্বীকৃতির জন্য কী সংযোজন করা বাধ্যতামূলক?
ক. টাকার অঙ্ক
খ. পরিশোধের সময়
গ. বিল প্রস্তুতের তারিখ
ঘ. স্ট্যাম্প✓

১৩। কোনটি বাণিজ্যিক ঋণের দলিল?
ক. ভ্রাম্যমান নোট
খ. ভ্রাম্যমান চেক
গ. ভ্রমণকারীর প্রত্যয়পত্র
ঘ. প্রত্যয়পত্র✓

১৪। ব্যাংক কর্তৃক ইস্যুকৃত অবাণিজ্যিক ঋণের দলিল কোনটি?
ক. ভ্রমনকারীর চেক ✓
খ. ব্যাংক ড্রাপট
গ. পে-অর্ডার
ঘ. প্রত্যয়পত্র

১৫। যে পত্রের মাধ্যমে কোনো ব্যাক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের অঙ্গীকার করে তাকে কী বলে?
ক. ব্যাংকের আজ্ঞাপত্র
খ. প্রতিজ্ঞাপত্র✓
গ. পে-অর্ডার
ঘ. প্রত্যয়পত্র

১৬। কোন দলিলে ব্যাংক সাধারণত দাগ কাটে?
ক. হুন্ডি
খ. প্রত্যয়পত্র
গ. ব্যাংক ড্রাফট
ঘ. পে-অর্ডার✓

১৭। বিহিত মুদ্রা হ্রাস পেলে কী হয়?
ক. মুদ্রাস্ফীতি হয়
খ. মুদ্রাসংকোচন হয়✓
গ. জিনিসপত্রের দাম বাড়ে
ঘ. বেকার সমস্যার লাঘব হয়

১৮। দুই টাকার নোট কে ইস্যু করেন?
ক. গভর্নর
খ. অর্থমুন্ত্রী
গ. অর্থ সচিব✓
ঘ. অর্থ মহাপরিচালক

১৯। কোনটি প্রত্যাখ্যাত হওয়ার কোনো ঝুকি নেই?
ক. চেক
খ. ব্যাংক ড্রাফট
গ. পে-অর্ডার✓
ঘ. ক্যাশ কার্ড

২০। হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য হলো-
i. লিখিত দলিল
ii. হস্তান্তর যোগ্যতা
iii. মালিকানাস্বত্ব হস্তান্তর

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

২১। মি. সাব্বির বৈদেশিক বাণিজ্যের সাথে সম্পর্কিত, হস্তান্তরযোগ্য দলিলের মাধ্যমে তিনি লেনদেন সম্পন্ন করেন।এক্ষেত্রে মূল্য প্রাপ্তির নিশ্চয়তার প্রতীক হলো-
i. প্রত্যয়পত্র
ii. হুন্ডি
iii. বিনিময় বিল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২২। বিনিময় বিল ব্যাপকভাবে ব্যবহৃত হয়-
i. বৈদেশিক বাণিজ্যে লেনদেন নিষ্পত্তিতে
ii. মূল্য পরিশোধে
iii. ব্যবসা-বাণিজ্যে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

২৩। হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. নির্দিষ্ট শাখায় উপস্থাপন
ii. হস্তান্তরযোগ্যতা
iii. বিহিত মুদ্রায় প্রদেয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
সমীর বেতন পেয়ে তার স্ত্রীর নিকট দশ হাজার টাকা দিলেন। এ টাকাগুলোর মধ্যে ১ টাকার নোট ছির ৫০টি, ২টাকার নোট ছিল ৪০টি, ৫০ টাকার নোট ছিল ৫০টি এবং ১০০ টাকার নোট ছিল ২০টি।সমীর তার স্ত্রীকে এ টাকা থেকে সরকারী নোট আলাদা করতে বলেন।

২৪। সমীরের টাকার মধ্যে সরকারী নোট ছিল কোনটি?
ক. ২টাকা✓
খ. ৫০ টাকা
গ. ১০০ টাকা
ঘ. ১০০০ টাকা

২৫। সমীরের স্ত্রী সরকারী নোট ও ব্যাংক নোট আলাদা করতে পারবে-
i. অর্থ সচিবের স্বাক্ষর দেখে
ii. গভর্নরের স্বাক্ষর দেখে
iii. মুদ্রার মান বিবেচনা করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

Share: