SSC বৃষ্টি কবিতার (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

বৃষ্টি
ফররুক আহমদ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Bangla 1st Paper Kobita
Bristi
MCQ
Question and Answer pdf download

১. কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন? [Answer Hints: খ]
ক. কন্যার
খ. পরি
গ. আলোর
ঘ. বৃষ্টির

২. রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতন
রুক্ষ মাঠ আসমান’ - এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে?
[Answer Hints: ঘ]
ক. বুভুক্ষ মাঠের চিত্র
খ. বর্ষায় বাংলার প্রকৃতি
গ. বৃষ্টিহীন মাঠের রূপ
ঘ. প্রকৃতির বৈরিতা

৩. ‘আজিকার রোদ ঘুমায়ে পড়িছে ঘোলাটে মেঘের আড়ে’ - এ বক্তব্যের বিপরীত ভাব রয়েছে যে বাক্যে-
i. বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
ii. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়
iii. দু-পাশে আবাদি গ্রামে, বৃষ্টি এলো পুবের হাওয়ায়।

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii

৪. এরূপ বৈপরীত্যের কারণ কী? [Answer Hints: খ]
ক. বর্ষণহীনতা
খ. বর্ষণের আকাক্সক্ষা
গ. মেঘের তীব্রতা
ঘ. জলের প্রত্যাশা

নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
‘বৃষ্টি’ কবিতার গুরুত্বপূর্ণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ‘বৃষ্টি’ কবিতাটির রচয়িতা কে? [Answer Hints: খ]
[ক] আল মাহমুদ
[খ] ফররুখ আহমদ
[গ] জসীমউদ্দীন
[ঘ] আহসান হাবীব

২. ফররুখ আহমদ কত সালে জন্মগ্রহণ করেন? [Answer Hints: গ]
[ক] ১৯০৯ সালে
[খ] ১৯১৫ সালে
[গ] ১৯১৮ সালে
[ঘ] ১৯১৯ সালে

৩. ফররুখ আহমদের জন্মতারিখ কোনটি? [Answer Hints: ঘ]
[ক] ১লা জানুয়ারি ১৯১০
[খ] ১১ই জুলাই ১৯১৩
[গ] ২৬শে অক্টোবর ১৯১৪
[ঘ] ১০ই জুন ১৯১৮

৪. ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? [Answer Hints: গ]
[ক] পাবনা
[খ] সাতক্ষীরা
[গ] মাগুরা
[ঘ] কুষ্টিয়া

৫. ফররুখ আহমদের গ্রামের নাম কী? [Answer Hints: ক]
[ক] মাঝআইল
[খ] নিমতা
[গ] সাগরদাঁড়ি
[ঘ] শঙ্করপাশা

৬. ফররুখ আহমদের পিতার নাম কী? [Answer Hints: খ]
[ক] আহমদ শেখ
[খ] সৈয়দ হাতেম আলী
[গ] মোয়াজ্জেম হোসেন
[ঘ] গোলাম মোস্তফা

৭. ফররুখ আহমদ কোন কলেজ থেকে আইএ পাস করেন? [Answer Hints: গ]
[ক] স্কটিশ চার্চ কলেজ
[খ] প্রেসিডেন্সি কলেজ
[গ] রিপন কলেজ
[ঘ] কলকাতা কলেজ

৮. ফররুখ আহমদ কোথায় দর্শন ও ইংরেজির ছাত্র ছিলেন? [Answer Hints: খ]
[ক] রিপন কলেজ
[খ] স্কটিশ চার্চ কলেজ
[গ] সংস্কৃত কলেজ
[ঘ] প্রেসিডেন্সি কলেজ

৯. ফররুখ আহমদ অনার্স পরীক্ষা না দিয়ে কোনটি করেন? [Answer Hints: ঘ]
[ক] যুদ্ধে যোগ দেন
[খ] গৃহত্যাগ করেন
[গ] মাস্টার্সের পড়াশোনা শুরু করেন
[ঘ] কর্মজীবনে প্রবেশ করেন

১০. ১৯৪৭-১৯৭২ সাল পর্যন্ত ফররুখ আহমদ কোথায় কর্মরত ছিলেন? [Answer Hints: খ]
[ক] বাংলাদেশ টেলিভিশনে
[খ] ঢাকা বেতারে
[গ] শিল্পকলা একাডেমিতে
[ঘ] জাতীয় জাদুঘরে

১১. ১৯৪৭-১৯৭২ সাল পর্যন্ত ফররুখ আহমদ বাংলাদেশ বেতারে কোন পদে কর্মরত ছিলেন? [Answer Hints: গ]
[ক] মহাপরিচালক
[খ] অনুষ্ঠান সম্পাদক
[গ] স্টাফ রাইটার
[ঘ] সিনিয়র অপারেটর

১২. ফররুখ আহমদের কাব্যসৃষ্টির প্রেরণা কোনটি? [Answer Hints: গ]
[ক] প্রকৃতির রহস্যময়তা [খ] বাঙালির সংস্কৃত
[গ] ইসলামি ভাবধারা [ঘ] পশ্চিমা জীবনযাত্রা

১৩. কোনটি ফররুখ আহমদ রচিত গ্রন্থ? [Answer Hints: ক]
[ক] সিরাজাম মুনীরা
[খ] মহাপৃথিবী
[গ] মাটির কান্না
[ঘ] আপন মনের পাঠশালাতে

১৪. কোনটি ফররুখ আহমদ রচিত গ্রন্থ? [Answer Hints: খ]
[ক] পঞ্চাশ সহস্র বর্ষ
[খ] মুহূর্তের কবিতা
[গ] আনন্দের মৃত্যু
[ঘ] তীর্থরেণু

১৫. ‘বৃষ্টি’ কবিতায় বহু প্রতীক্ষা কিসের জন্য? [Answer Hints: ক]
[ক] বৃষ্টির জন্য
[খ] পুবের হাওয়ার জন্য
[গ] বজ্রপাতের জন্য
[ঘ] রোদের জন্য

১৬. ‘বৃষ্টি’ কবিতায় কোন নদীটির কথা বলা হয়েছে? [Answer Hints: গ]
[ক] যমুনা
[খ] কুশিয়ারা
[গ] মেঘনা
[ঘ] শীতলক্ষ্যা

১৭. ‘বৃষ্টি’ কবিতায় পদ্মা, মেঘনার দুপাশে কিসের কথা বলা হয়েছে? [Answer Hints: ক]
[ক] আবাদি গ্রামের কথা
[খ] কাশফুলের কথা
[গ] বিস্তীর্ণ চরের কথা
[ঘ] ধানখেতের কথা

১৮. বৃষ্টি আসার আগে আকাশের কী অবস্থা ছিল? [Answer Hints: খ]
[ক] বিষণ্ণ
[খ] বিদগ্ধ
[গ] বিরক্ত
[ঘ] বিশুদ্ধ

১৯. ‘বৃষ্টি’ কবিতায় আকাশ, মাঠ কিসে ঢেকে যাওয়ার কথা বলা হয়েছে? [Answer Hints: গ]
[ক] সবুজ মায়ায়
[খ] রংধনুর রঙে
[গ] কাজল ছায়ায়
[ঘ] রৌদ্রের কিরণে

২০. বিদ্যুৎ-রূপসী পরি কিসে সওয়ার হয়েছে? [Answer Hints: ঘ]
[ক] পুবের হাওয়ায়
[খ] কাজল ছায়ায়
[গ] ঢেউয়ে ঢেউয়ে
[ঘ] মেঘে মেঘে

২১. রানু বারান্দায় বসে আকাশে বিদ্যুতের খেলা দেখছে। এ অবস্থাটি নিচের কোন চরণে প্রকাশিত হয়েছে? [Answer Hints: গ]
[ক] বৃষ্টি এলো..... বহু প্রতীক্ষিত বৃষ্টি
[খ] বর্ষাণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
[গ] বিদ্যুৎ-রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার
[ঘ] রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতন

২২. বর্ষণমুখর দিনে কার শিহরণ জাগে? [Answer Hints: খ]
[ক] বৃদ্ধ ভিখারির
[খ] অরণ্যের কেয়ার
[গ] তৃষিত বনের
[ঘ] বিদ্যুৎ-রূপসীর

২৩. কার অপরূপ আভা দেখে অরণ্যের কেয়া শিহরিত হয়? [Answer Hints: গ]
[ক] বিদগ্ধ আকাশের
[খ] রুক্ষ মাঠের
[গ] বিদ্যুৎ-রূপসী পরির
[ঘ] রুগ্ণ বৃদ্ধ ভিখারির

২৪. ‘বৃষ্টি’ কবিতায় বর্ণিত ধানখেতের অবস্থা কী? [Answer Hints: খ]
[ক] সবুজ-সজীব
[খ] রৌদ্রে দগ্ধ
[গ] জলে ভরভর
[ঘ] সোনালি ধানে পূর্ণ

২৫. রৌদ্রদগ্ধ ধানখেত কার স্পর্শ পেতে চায়? [Answer Hints: ক]
[ক] বৃষ্টির
[খ] বিদ্যুৎ-রূপসী পরির
[গ] বৃদ্ধ ভিখারির
[ঘ] অরণ্যের কেয়ার

২৬. নদীর ফাটলে প্রাণের জোয়ার আনে কোনটি? [Answer Hints: খ]
[ক] পরি
[খ] বন্যা
[গ] পুবের হাওয়া
[ঘ] তৃষিত বন

২৭. ‘বৃষ্টি’ কবিতায় রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের সাথে কোনটিকে তুলনা করা হয়েছে? [Answer Hints: খ]
[ক] নদীর ঢেউকে
[খ] রুক্ষ মাঠকে
[গ] ধানখেতকে
[ঘ] তৃষিত বনকে

২৮. রুক্ষ মাঠ কী শোনে? [Answer Hints: ঘ]
[ক] বিদ্যুতের গর্জন
[খ] অরণ্যের কেয়ার গান
[গ] তৃষিত বনের কান্না
[ঘ] বর্ষণের সুর

২৯. ‘বৃষ্টি’ কবিতায় রুগ্ণ বৃদ্ধ ভিখারির হাতে কোনটি সহজেই দৃশ্যমান? [Answer Hints: খ]
[ক] বৃষ্টির ফোঁটা
[খ] রগ
[গ] রক্ত
[ঘ] ভিক্ষার উপার্জন

৩০. বৃষ্টি কবিতায় কোনটিকে তৃষিত বলা হয়েছে? [Answer Hints: ঘ]
[ক] নদীকে
[খ] কেয়াকে
[গ] ধানখেতকে
[ঘ] বনকে

৩১. তৃষিত বনের সাথে কী জেগে ওঠে? [Answer Hints: ক]
[ক] তৃষাতপ্তমন
[খ] বিদগ্ধ আকাশ
[গ] রুক্ষ মাঠ
[ঘ] পুবের হাওয়া

৩২. ‘বৃষ্টি’ কবিতায় বন ও মনের মাঝে মিল কিসে? [Answer Hints: ক]
[ক] বৃষ্টির প্রতীক্ষায়
[খ] উদারতায়
[গ] বিষণ্ণতা অনুভবে
[ঘ] উদাসীনতায়

৩৩. বৃষ্টির দিনে কোনটি বহু পথ পাড়ি দিতে চায়? [Answer Hints: খ]
[ক] বিদ্যুৎ-রূপসী পরি
[খ] তৃষাতপ্ত মন
[গ] অরণ্যের কেয়া
[ঘ] পুবের হাওয়া

৩৪. ‘পাড়ি দিতে চায় বহু পথ, প্রান্তর বন্ধুর’- চরণটিতে কিসের প্রকাশ ঘটেছে? [Answer Hints: ঘ]
[ক] প্রকৃতিপ্রেমের
[খ] স্বদেশপ্রেমের
[গ] ভ্রমণপ্রিয়তার
[ঘ] স্মৃতিকাতরতার

SSC বৃষ্টি কবিতার (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৫. কোনটি নিঃসঙ্গ নির্জন অবস্থায় পড়ে থাকে?
[Answer Hints: খ]
[ক] অরণ্যের কেয়া
[খ] বিস্মৃতি দিন
[গ] রৌদ্রদগ্ধ ধানখেত
[ঘ] তৃষাতপ্ত মন

৩৬. পূর্ণ প্রাণের জোয়ার নিয়ে বন্যা কোথায় হাজির হয়? [Answer Hints: খ]
[ক] সাগরের মোহনায়
[খ] নদীর ফাটলে
[গ] আবাদি গ্রামে
[ঘ] রুক্ষ মাঠে

৩৭. দিক-দিগন্তের পথে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে কোনটি? [Answer Hints: গ]
[ক] কাজল ছায়া
[খ] বিদগ্ধ আকাশ
[গ] বিদ্যুৎ ঝলক
[ঘ] তৃষিত বন

৩৮. কেমন ধারণা অনুযায়ী বিদ্যুৎ চমকানোর ঘটনাকে বিদ্যুৎ-রূপসী পরির সাথে তুলনা করা হয়েছে? [Answer Hints: গ]
[ক] বৈজ্ঞানিক ধারণা
[খ] আধুনিক ধারণা
[গ] লোকজধারণা
[ঘ] আধ্যাত্মিক ধারণা

৩৯. ‘সওয়ার’ শব্দের অর্থ কী? [Answer Hints: খ]
[ক] সুন্দরী
[খ] আরোহী
[গ] পুণ্য
[ঘ] চলাচল

৪০. তৃষ্ণাকাতর মাঠ-ঘাট কিসের প্রতীক? [Answer Hints: ঘ]
[ক] বর্ষার
[খ] শীতের
[গ] বসন্তের
[ঘ] গ্রীষ্মের

৪১. ‘বৃষ্টি’ কবিতায় সর্বশেষ চরণে কী প্রকাশ পেয়েছে? [Answer Hints: গ]
[ক] প্রকৃতির রুক্ষতা
[খ] প্রকৃতির উন্মত্ততা
[গ] প্রকৃতির কোমলতা
[ঘ] প্রকৃতির রহস্যময়তা

৪২. ‘তৃষাতপ্ত’ বলতে কী বোঝানো হয়েছে? [Answer Hints: খ]
[ক] বৃষ্টিস্নাত
[খ] পিপাসায় কাতর
[গ] প্রচণ্ড নিঃসঙ্গ
[ঘ] রৌদ্রে দগ্ধ

৪৩. ‘বৃষ্টি’ কবিতায় হাওয়া আসে কোন দিক থেকে? [Answer Hints: ক]
[ক] পূর্ব
[খ] পশ্চিম
[গ] উত্তর
[ঘ] দক্ষিণ

৪৪. প্রকৃতিতে বর্ষা কী নিয়ে আসে? [Answer Hints: গ]
[ক] রুক্ষতা
[খ] তৃষ্ণা
[গ] প্রাণস্ফূর্তি
[ঘ] অভিশাপ

৪৫. কোনটি বর্ষার প্রাণ? [Answer Hints: গ]
[ক] বাতাস
[খ] বিজলী
[গ] বৃষ্টি
[ঘ] মেঘ

৪৬. নদীর দুধারে প্লাবন কিসের গৌরব বয়ে আনে? [Answer Hints: ক]
[ক] পলিমাটির
[খ] বর্ষণের
[গ] রিক্ততার
[ঘ] নির্জনতার

৪৭. নদীর প্লাবনে কোনটি থাকে বলে ফসল ভালো হয়? [Answer Hints: খ]
[ক] সার
[খ] পলিমাটি
[গ] পানি
[ঘ] কীটনাশক

৪৮. বৃষ্টির সময় সর্বত্র মোহিত করে কোনটি? [Answer Hints: গ]
[ক] কালো মেঘ
[খ] পুবালি হাওয়া
[গ] বর্ষার ফুল
[ঘ] বিজলির ঝলকানি

৪৯. বৃষ্টির দিনে পুরোনো স্মৃতি মনে পড়ে যায়- এমন অভিব্যক্তির বহিঃপ্রকাশ রয়েছে কোন চরণে? [Answer Hints: গ]
[ক] রৌদ্রদগ্ধ ধানখেত আজ তার স্পর্শ পেতে চায়
[খ] রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর
[গ] যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন
[ঘ] সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর
বহুপদী সমাপ্তিসূচক

৫০. ‘বৃষ্টি’ কবিতায় বৃষ্টিকে বলা হয়েছে-
i. অনেক আকাক্সিক্ষত
ii. বর্ষার প্রাণ
iii. নিঃসঙ্গ নির্জন

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫১. বৃষ্টির জন্য উন্মুখ হয়ে আছে-
i. তৃষাতপ্ত মন
ii. রৌদ্রদগ্ধ ধানখেত
iii. তৃষিত বন

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের সাথে মাঠের তুলনা করা হয়েছে-
i. রুক্ষ বলে
ii. অসমান বলে
iii. অনুর্বর বলে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. ‘বৃষ্টি’ কবিতায় বর্ণিত হয়েছে বৃষ্টির সাথে-
i. প্রকৃতির সম্পর্ক
ii. বৃষ্টির সাথে অর্থনীতির সম্পর্ক
iii. বৃষ্টির সাথে মানবমনের সম্পর্ক

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৪. বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি হয়ে যায়-
i. রুক্ষ
ii. স্নিগ্ধকোমল
iii. প্রাণোচ্ছ্বাসে ভরপুর

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. ‘বৃষ্টি’ কবিতায় বিদ্যুৎ-রূপসী পরি বলতে তুলে ধরা হয়েছে-
i. একটি লোকজ ধারণাকে
ii. বিদ্যুৎ চমকানোর ঘটনাকে
iii. একটি বৈজ্ঞানিক সত্যকে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. বিদ্যুৎ-রূপসী পরি-
i. কাজল ছায়ায় মাঠ-ঘাট ঢেকে দেয়
ii. দিক দিগন্তে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে
iii. মেঘে মেঘে ঘুরে বেড়ায়

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৭. বর্ষণহীন দিনে মাঠ-ঘাট, বন হয়ে থাকে-
i. তৃষাতপ্ত
ii. বিষণ্ণ মেদুর
iii. রুক্ষ

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. প্রকৃতিতে সজীবতা ফিরে আসার কথা বলা আছে যে চরণে-
i. যেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর
ii. নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার
iii. বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. বর্ষার দিনে মানুষের মনে পড়ে-
i. সুখময় অতীত
ii. ভালোলাগার স্মৃতি
iii. পরাজয়ের স্মৃতি

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক

নিচের উদ্দীপকটি পড়ে ৬০ ও ৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সালমান গ্রীষ্মকালে গ্রামে বেড়াতে গিয়ে দেখে মাঠ-ঘাট, নদী-নালা, খাল-বিল সব শুকিয়ে একাকার। গাছপালাগুলোরও শীর্ণ দশা। কয়েক মাস পর সে আবার গ্রামে এসে তো অবাক। চারদিকে সবুজের সমারোহ। নদী-নালাগুলো পানিতে টইটুম্বুর।

৬০. উদ্দীপকের বক্তব্য নিচের কোন রচনাকে সমর্থন করে? [Answer Hints: ঘ]
[ক] আমি কোনো আগন্তুক নই
[খ] কপোতাক্ষ নদ
[গ] সেইদিন এই মাঠ
[ঘ] বৃষ্টি

৬১. সালমানের দেখা পরবর্তী দৃশ্যটির তুলে ধরেছে যে চরণ-
i. সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর
ii. নদীর ফাটলে বন্যা আনে পূর্ব প্রাণের জোয়ার
iii. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আয় বৃষ্টি ঝেঁপে
ধান দেব মেপে
লেবুর পাতা করমচা
যা বৃষ্টি ঝরে যা

৬২. ‘বৃষ্টি’ কবিতার কোন দিকটি উদ্দীপক কবিতাংশে লক্ষণীয়? [Answer Hints: ঘ]
[ক] বিদ্যুৎ চমকের সৌন্দর্য
[খ] প্রকৃতির সজীবতা
[গ] স্মৃতিকাতরতা
[ঘ] বৃষ্টির জন্য প্রতীক্ষা

৬৩. উক্ত ভাব ‘বৃষ্টি’ কবিতায় যে চরণে প্রকাশিত হয়েছে-
i. বৃষ্টি এলো.... বহু প্রতীক্ষিত বৃষ্টি!
ii. যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন
iii. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৪ ও ৬৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছল ছল জলধারে,
বেণু-বনে বায়ু নাড়ে এলোকেশ, মন যেন চায় কারে।

৬৪. বৃষ্টি কবিতার কোন চরণটি উদ্দীপক কবিতাংশের বক্তব্য তুলে ধরতে সক্ষম হয়েছে? [Answer Hints: খ]
[ক] রুক্ষ মাঠ অসমান শোনে সেই বর্ষণের সুর
[খ] পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ, প্রান্তর বন্ধুর
[গ] বৃষ্টি এলো..... বহু প্রতীক্ষিত বৃষ্টি
[ঘ] বর্ষণমুখর দিয়ে অরণ্যের কেয়া শিহরায়

৬৫. উদ্দীপক কবিতাংশ এবং উক্ত চরণের মধ্যে সাদৃশ্য-
i. স্মৃতিকাতরতায়
ii. সংবেদনশীলতায়
iii. বিরহকাতরতায়

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৬ ও ৬৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিক দিগন্তের পানে
নিঃসীম শূন্যে
শ্রাবণ-বর্ষণ সঙ্গীতে
রিমঝিম রিমঝিম রিমঝিম

৬৬. উদ্দীপক কবিতাংশে প্রকাশিত অনুভূতি নিচের কোন কবিতায় পাওয়া যায়? [Answer Hints: গ]
[ক] প্রাণ
[খ] অন্ধবধূ
[গ] বৃষ্টি
[ঘ] ঝর্ণার গান

৬৭. উক্ত কবিতার যে দিকটি উদ্দীপক কবিতাংশে উপস্থিত-
i. প্রকৃতির বর্ণনা
ii. স্মৃতিকাতরতা
iii. সংবেদনশীলতা

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

SSC জীবন-সঙ্গীত কবিতার (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

জীবন সঙ্গীত
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Bangla 1st Paper Kobita
Jibon Songi
MCQ
Question and Answer pdf download

লেখক পরিচিতি:
নাম: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
জন্ম তারিখ: ১৮৩৮ সালের ১৭ই এপ্রিল।
জন্মস্থান: হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রাম।
পিতার নাম: কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
শিক্ষাজীবন: কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালে আর্থিক সংকটের কারণে তাঁর পড়াশোনা বন্ধ হয়। এরপর কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর আশ্রয়ে ইংরেজি শেখেন। পরবর্তীকালে হিন্দু কলেজ থেকে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৫৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
পেশা: সরকারি চাকরি, শিক্ষকতা; পরে আইন ব্যবসায় নিয়োজিত হন।
সাহিত্যিক পরিচয়: কাব্য রচনায় মাইকেল মধুসূদনের পর ছিলেন সবচেয়ে খ্যাতিমান। স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় ‘বৃত্রসংহার’ নামক মহাকাব্য রচনা করেন।
উল্লেখযোগ্য রচনা: মহাকাব্য: বৃত্রসংহার। কাব্য: চিন্তাতরঙ্গিনী, বীরবাহু, আশাকানন, ছায়াময়ী।
মৃত্যু: ১৯০৩ সালের ২৪শে মে।


নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
জীবন-সঙ্গীত কবিতার

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর


১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কিসের সাথে তুলনা করেছেন? উত্তরঃ গ 
 ক. নদীর জল
 খ. পুকুরের জল 
 গ. শৈবালের নীর
 ঘ. ফটিক জল
 
২. কবি ‘সংসারে সমরাঙ্গনে’ বলতে কী বুঝিয়েছেন? উত্তরঃ খ
 ক. যুদ্ধক্ষেত্রকে
 খ. জীবনযুদ্ধকে
 গ. প্রতিরোধযুদ্ধকে
 ঘ. অস্তিত্বকে
 
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
শুকুর মিয়া একজন ক্ষুদে ব্যবসায়ী। সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। প্রথম প্রথম লাভ পান। এক সময় তাঁর ব্যবসায়ে মন্দা দেখা দেয়। এতে তিনি কিছুটা বিচলিত হয়ে পড়েন। তখন বন্ধু হাতেম তাঁকে দৃঢ়তার সাথে এগিয়ে চলার পরামর্শ দেন। শুকুর মিয়া তাঁর পরামর্শকে সাদরে গ্রহণ করেন।

৩. উদ্দীপকের শুকুর মিয়ার লক্ষ্য কী?  উত্তরঃ গ
 ক. যশোদ্ধার
 খ. অমরত্ব লাভ 
 গ. সংসার সমরাঙ্গনে টিকে থাকা
 ঘ. বরণীয় হওয়া 
 
৪. অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে শুকুরের যে গুণের আবশ্যক তা হলো- উত্তরঃ গ
 ক. সাহস
 খ. সংগ্রাম
 গ. আত্মবিশ্বাস
 ঘ. সংকল্প

 
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
জীবন-সঙ্গীত কবিতার বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘জীবন-সঙ্গীত’ কবিতাটির রচয়িতা কে? উত্তরঃ গ
 ক. কাজী নজরুল ইসলাম
 খ. রবীন্দ্রনাথ ঠাকুর
 গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
 ঘ. মাইকেল মধুসূদন দত্ত
 
২. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? উত্তরঃ গ
 ক. ১৮৩৬ সালে
 খ. ১৮৩৭ সালে
 গ. ১৮৩৮ সালে
 ঘ. ১৮৩৯ সালে
 
৩. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? উত্তরঃ খ
 ক. মেদিনীপুর
 খ. হুগলি
 গ. পশ্চিমবঙ্গ
 ঘ. বর্ধমান
 
৪. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী? উত্তরঃ খ
 ক. হরিহর বন্দ্যোপাধ্যায়
 খ. কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
 গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
 ঘ. মহানন্দা বন্দ্যোপাধ্যায়
 
৫. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পড়ালেখা বন্ধ হয়ে যায় কেন? উত্তরঃ গ
 ক. এলাকা ছেড়ে চলে যাওয়ায়
 খ. স্কুল থেকে বিতাড়িত হওয়ায়
 গ. আর্থিক সংকটের কারণে
 ঘ. পরিবারের অনীহায়
 
৬. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর্থিক সংকটে পড়েন কোথায় পড়াশোনার সময়? উত্তরঃ গ
 ক. হিন্দু কলেজে
 খ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে
 গ. কলকাতা খিদিরপুর বাংলা স্কুলে
 ঘ. কলকাতা সংস্কৃত কলেজে
 
৭. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কার আশ্রয়ে ইংরেজি শেখেন? উত্তরঃ খ
 ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
 খ. অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর
 গ. কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের
 ঘ. রাজা রামমোহন রায়ের
 
৮. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠান থেকে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন? উত্তরঃ গ
 ক. খিদিরপুর বাংলা স্কুল
 খ. সংস্কৃত কলেজ
 গ. হিন্দু কলেজ
 ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
 
৯. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন? উত্তরঃ গ
 ক. ১৮৫৫ সালে
 খ. ১৮৫৭ সালে
 গ. ১৮৫৯ সালে
 ঘ. ১৮৬১ সালে
 
১০. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন? উত্তরঃ ঘ
 ক. সংস্কৃত কলেজ
 খ. হিন্দু কলেজ
 গ. আলীগড় বিশ্ববিদ্যালয়
 ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
 
১১. মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় সবচেয়ে খ্যাতিমান কে ছিলেন? উত্তরঃ ঘ
 ক. বঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
 খ. রবীন্দ্রনাথ ঠাকুর
 গ. কাজী নজরুল ইসলাম
 ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
 
১২. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কী? উত্তরঃ গ
 ক. মেঘনাদবধ
 খ. মহাশ্মশান
 গ. বৃত্রসংহার
 ঘ. আশাকানন
 
১৩. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কোন রচনাটি স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় রচিত? উত্তরঃ ক
 ক. বৃত্রসংহার
 খ. ছায়াময়ী
 গ. চিন্তাতরঙ্গিনী
 ঘ. আশাকানন
 
১৪. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? উত্তরঃ গ
 ক. ১৯০১ সালে
 খ. ১৯০২ সালে
 গ. ১৯০৩ সালে
 ঘ. ১৯০৪ সালে
 
১৫. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কাতর স্বরে কী বলতে নিষেধ করেছেন? উত্তরঃ ক
 ক. বৃথা জন্ম এ সংসারে
 খ. সময় কাহারো নয়
 গ. সংসারে সংসারী সাজ
 ঘ. জীবাত্মা অনিত্য নয়
 
১৬. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কী বলে ক্রন্দন করতে নিষেধ করেছেন? উত্তরঃ গ
 ক. সকলি ঘুচায় কাল
 খ. জীবাত্মা অনিত্য নয়
 গ. তুমি কার কে তোমার
 ঘ. মানব-জনম সার
 
১৭. ‘জীব করো না ক্রন্দন’ এখানে ‘জীব’ বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তরঃ খ
 ক. প্রাণী
 খ. মানুষ
 গ. পশুপাখি
 ঘ. জীবন
 
১৮. কবি কিসে ভুলতে নিষেধ করেছেন? উত্তরঃ ঘ
 ক. সংসারে
 খ. পরিবারে
 গ. সুখে
 ঘ. বাহ্যদৃশ্যে
 
১৯. কবি কোনটিকে অনিত্য নয় বলেছেন? উত্তরঃ ক
 ক. জীবাত্মাকে
 খ. পরিবারকে
 গ. সংসারকে
 ঘ. মহিমাকে
 
২০. “ওহে জীব কর আকিঞ্চন” এখানে ‘আকিঞ্চন’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ ঘ
 ক. অর্জন অর্থে
 খ. মহিমা অর্থে
 গ. উদ্দেশ্য অর্থে
 ঘ. চেষ্টা অর্থে
 
২১. কবি সংসারে কী করেতে বলেছেন? উত্তরঃ ক
 ক. সংসারী সাজতে
 খ. বৈরাগী হতে
 গ. বিরক্ত হতে
 ঘ. অলস হতে
 
২২. কী করলে ভবের উন্নতি হয়? উত্তরঃ গ
 ক. ভবিষ্যতে নির্ভর করেলে
 খ. অতীত চিন্তা করেলে
 গ. নিত্য নিজ কাজ করেলে
 ঘ. চিন্তা করে কাতর হলে
 
২৩. “বেগে ধায় নাহি রহে স্থির”- কী? উত্তরঃ ক
 ক. সময়
 খ. সুখের দিন
 গ. মহিমা
 ঘ. নিশার স্বপন
 
২৪. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি শৈবালের নীরের সাথে তুলনা করেছেন কোনটিকে? উত্তরঃ খ
 ক. সময়কে
 খ. আয়ুকে
 গ. সংসারকে
 ঘ. বাহ্যদৃশ্যকে
 
২৫. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কোথায় ভয়ে ভীত হতে নিষেধ করেছেন? উত্তরঃ গ
 ক. ঘরের বাইরে
 খ. পরিবারে
 গ. সংসার সমরাঙ্গনে
 ঘ. ভবিষ্যৎ চিন্তায়
 
২৬. ‘জীবন-সঙ্গীত’ কবিতা অনুসারে কী করলে জয় হবে? উত্তরঃ গ
 ক. ভয় পেলে
 খ. সুখের আশা করলে
 গ. যত্ন করলে
 ঘ. বাহ্যদৃশ্য ভুললে
 
২৭. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবির মতে জগতে কোনটি দুর্লভ? উত্তরঃ ঘ
 ক. মহাজ্ঞানী
 খ. সময়
 গ. জীবাত্মা
 ঘ. মহিমা
 
২৮. কবি কিসে নির্ভর করতে নিষেধ করেছেন? উত্তরঃ খ
 ক. সময়ে
 খ. ভবিষ্যতে
 গ. পরিবারে
 ঘ. বাহ্যদৃশ্যে ভুললে
 
২৯. কবি কোনটি চিন্তা করে কাতর হতে নিষেধ করেছেন? উত্তরঃ খ
 ক. সংসারের উন্নতি
 খ. অতীত সুখের দিন
 গ. ভবের উন্নতি
 ঘ. মহাজ্ঞানীদের পথ
 
৩০. কারা প্রাতঃস্মরণীয়? উত্তরঃ ক
 ক. মহাজ্ঞানীরা
 খ. সংসারীরা
 গ. বৈরাগীরা
 ঘ. ভবিষ্যতে নির্ভরকারীরা
  
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ: বাংলা ১ম পত্র গাইড

৩১. আমরা কোন পথ লক্ষ্য করে বরণীয় হব? উত্তরঃ ঘ
 ক. ভবিষ্যতে নির্ভরকারীদের পথ
 খ. সংসারী মানুষের পথ
 গ. সংসারত্যাগীদের পথ
 ঘ. মহাজ্ঞানীদের পথ
 
৩২. আমরা কীভাবে সংকল্প সাধন করব? উত্তরঃ গ
 ক. ভবিষ্যতে নির্ভর করে
 খ. অতীত সুখের চিন্তা করে
 গ. নিজ নিজ কাজে রত হয়ে
 ঘ. বৈরাগ্য গ্রহণ করে
 
৩৩. ‘জীবন-সঙ্গীত কবিতায় কবি কোন কাজ করতে গিয়ে জীবন বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন? উত্তরঃ খ
 ক. মহাজ্ঞানীর পথ অনুসরণ করেতে গিয়ে
 খ. সংসার সমরাঙ্গন মাঝে
 গ. বাহ্যদৃশ্যে মগ্ন হতে গিয়ে
 ঘ. ভবিষ্যৎ সুখের চিন্তা করেতে গিয়ে
 
৩৪. ‘দারা’ শব্দের অর্থ কী? উত্তরঃ খ
 ক. দিয়ে
 খ. স্ত্রী
 গ. কন্যা
 ঘ. জীবন
 
৩৫. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি ‘বাহ্যদৃশ্যে’ বলতে কী বুঝিয়েছেন? উত্তরঃ ঘ
 ক. সংসারের রূপে
 খ. মহাজ্ঞানীদের পথে
 গ. মানবজীবনের বাইরের চিন্তায়
 ঘ. বাইরের জগতের চাকচিক্যময় রূপে
 
৩৬. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি জীবাত্মা বলতে কী বুঝিয়েছেন? উত্তরঃ খ
 ক. মহাজ্ঞানীদের আত্মা
 খ. মানুষের আত্মা
 গ. প্রাণীদের আত্মা
 ঘ. সংসারী লোকের আত্মা
 
৩৭. ‘অনিত্য’ শব্দের অর্থ কী? উত্তরঃ ঘ
 ক. নতুন
 খ. পুরাতন
 গ. স্থায়ী
 ঘ. অস্থায়ী
 
৩৮. ‘আকিঞ্চন’ শব্দের অর্থ কী? উত্তরঃ ক
 ক. চেষ্টা
 খ. অর্জন
 গ. আগ্রহ
 ঘ. কাজ
 
৩৯. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কোনটিকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন? উত্তরঃ গ
 ক. মহাজ্ঞানীদের পথকে
 খ. বাহ্যদৃশ্যকে
 গ. মানুষের জীবনকে
 ঘ. ভবিষ্যৎকে
 
৪০. ‘বীর্যবান’ শব্দের অর্থ কী? উত্তরঃ ক
 ক. শক্তিমান
 খ. মহাজন
 গ. সংসারী লোক
 ঘ. যোদ্ধা
 
৪১. ‘মহিমা’ শব্দের অর্থ কী? উত্তরঃ গ
 ক. জগৎ
 খ. সংকল্প
 গ. গৌরব
 ঘ. সাফল্য
 
৪২. ‘প্রাতঃস্মরণীয় শব্দের অর্থ কী? উত্তরঃ খ
 ক. প্রাথমিকভাবে স্মরণীয়
 খ. সকালবেলায় স্মরণ
 গ. স্মরণ করোর অযোগ্য
 ঘ. মহাজ্ঞানী ও মহাজন
 
৪৩. ‘ধ্বজা’ শব্দের অর্থ কী? উত্তরঃ গ
 ক. খুঁটি
 খ. দুর্বল
 গ. পতাকা
 ঘ. অবলম্বন
 
৪৪. ‘জীবন-সঙ্গীত’ কবিতাটি কোন কবির কবিতা থেকে ভাবানুবাদ করা হয়েছে? উত্তরঃ ঘ
 ক. জন কিটস
 খ. জর্জ বার্নাড শ
 গ. শেলি
 ঘ. হেনরি লংফেলো
 
৪৫. ‘জীবন-সঙ্গীত’ কবিতাটি কোন কবিতার ভাবানুবাদ? উত্তরঃ ক
 ক. A Psalm of Life
 খ. Captive Lady
 গ. Life of War
 ঘ. Tour of Life

৪৬. উপেন সংসার জীবনে অতিষ্ঠ হয়ে সন্ন্যাসী হয়ে দেশে দেশে ঘুরছে। উপেনের ক্ষেত্রে কোন বক্তব্যটি যথার্থ? উত্তরঃ খ
 ক. উপেন ভবের উন্নতি করেছে
 খ. উপেন বাহ্যদৃশ্যে ভুলেছে
 গ. উপেন মহিমা লাভের পথে চলেছে
 ঘ. উপেন প্রাতঃস্মরণীয় হবে

৪৭. রায়হান সংসারের প্রতি খুবই মনোযোগী। সে কোনো কাজ কারও জন্য ফেলে রাখে না। তার কাজে কোনটি ঘটবে? উত্তরঃ ক
 ক. ভবের উন্নতি
 খ. আত্মিক মুক্তি
 গ. মহিমা লাভ
 ঘ. সংকল্প সাধন
 
 
বহুপদী সমাপ্তিসূচক
৪৮. ‘জীবন-সঙ্গীত’ কবিতার কবির মতে বলা উচিত নয়-
 i. বৃথা জন্ম এ সংসারে
 ii. তুমি কার কে তোমার
 iii. জীবাত্মা অনিত্য নয়
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৪৯. কবি বাহ্যদৃশ্যে ভুলতে নিষেধ করেছেন। কারণ-
 i. এতে প্রাতঃস্মরণীয় হওয়া যায় না 
 ii. এতে ভবের উন্নতি হয়
 iii. এতে জীবনের উদ্দেশ্য অর্জন হয় না
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ খ
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৫০. চেষ্টা করলে মহিমা অর্জন হবেই, কেননা-
 i. সময় মহিমা অর্জনে সাহায্য করে 
 ii. জীবাত্মা অনিত্য হয় না
 iii. মহাজ্ঞানীরা এভাবেই মহিমা অর্জন করেছেন
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ গ
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৫১. মানব জনম অত্যন্ত মূল্যবান। কারণ-
 i. মানুষের আয়ু ক্ষণস্থায়ী 
 ii. মানুষ একবারই জীবন লাভ করে
 iii. এ জীবনে সকলেই মহিমা লাভ করে
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৫২. জীবনের উদ্দেশ্য নয়-
 i. সংসারে সংসারী সাজা
 ii. মিথ্যে সুখের আশা করা
 iii. বৈরাগ্য লাভ করা
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ গ
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৫৩. ভবের উন্নতি হয়-
 i. বাহ্যদৃশ্যে ভুললে
 ii. সংসারে সংসারী সাজলে
 iii. নিত্য নিজের কাজ করলে
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ গ
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৫৪. ‘বেগে ধায় নাহি রহে স্থির’- বক্তব্যটি যথার্থ-
 i. সময়ের ক্ষেত্রে 
 ii. মানুষের আয়ুর ক্ষেত্রে
 iii. সংসার সমরাঙ্গনের ক্ষেত্রে
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৫৫. মানুষের আয়ুকে শৈবালের নীর বলার কারণ-
 i. আয়ু শৈবারের মতো চিরসবুজ 
 ii. মানুষের আয়ু ক্ষণস্থায়ী
 iii. মানুষের আয়ু শৈবালের নীরের মতো অনিশ্চিত
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ গ
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৫৬. মানুষকে যুদ্ধ করতে হবে-
 i. সংসার সমরাঙ্গন মাঝে
 ii. মহিমা লাভের জন্য
 iii. ভয়ে ভীত না হয়ে
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ ঘ
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৫৭. মানুষকে প্রাতঃস্মরণীয় হতে হলে-
 i. ভবিষ্যতে নির্ভর করা উচিত 
 ii. মহাজ্ঞানীদের পথ অনুসরণ করা উচিত
 iii. নিজ কাজে রত থেকে সংকল্প সাধন করা উচিত
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ গ
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৫৮. মানুষকে ভবিষ্যতে নির্ভর করা উচিত নয়-
 i. আয়ু ক্ষণস্থায়ী বলে 
 ii. এতে মহিমা অর্জন ব্যাহত হয় বলে
 iii. ভবের উন্নতি হয় না বলে
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৫৯. মহাজ্ঞানীদের পথ অনুসরণ করলে আমরা হতে পারব-
 i. প্রাতঃস্মরণীয়
 ii. সংসারত্যাগী
 iii. বরণীয়
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ খ
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৬০. মানুষ অমর হতে পারে-
 i. সংকল্প সাধনের মাধ্যমে 
 ii. বরেণ্যদের পথে গমন করে
 iii. বাহ্যদৃশ্যে ভুলতে পারলে
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৬১. মানুষকে সংকল্প সাধন করতে হবে-
 i. নিজ কাজে রত থেকে
 ii. ভবিষ্যতে নির্ভর করে
 iii. মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ খ
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৬২. জীবনে সুখের আশা করতে নেই, কারণ-
 i. তাতে ভবের উন্নতি হয় না 
 ii. তা দুঃখের ফাঁস হয়ে দেখা দেয়
 iii. এটি মানবজীবনের উদ্দেশ্য নয়
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ ঘ
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
৬৩. হেমচন্দ্র কাতরস্বরে বলতে নিষেধ করেছেন-
 i. এ জীবন অলীক স্বপ্ন
 ii. মানব জনম বৃথা
 iii. এ জীবন শৈবালের নীর
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 

অভিন্ন তথ্যভিত্তিক
নিচের উদ্দীপকটি পড়ে ৬৪ ও ৬৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
উৎপল এমন কিছু করতে চায় যার জন্য সে সকলের কাছে সম্মানিত হতে পারবে। তা হওয়ার জন্য সে কখনো সংসারত্যাগী হওয়ার কথা ভাবে, আবার পরিবার-পরিজনের মায়ায় তাও করতে পারে না। তাই কীভাবে সমাজে মানুষের কাছে বরণীয় হওয়া যায় তা জানার জন্য উৎপল বিভিন্ন মনীষীর জীবনী পড়ে।

৬৪. উৎপলের মাঝে ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? উত্তরঃ ক
 ক. মহিমালাভের বাসনা
 খ. ভবিষ্যৎ নির্ভরতা
 গ. যুদ্ধ করার মানসিকতা
 ঘ. মিথ্যা সুখের আশা
 
৬৫. উৎপল তার উদ্দেশ্য পূরণ করতে পারে-
 i. মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে
 ii. বৈরাগ্য সাধন করে
 iii. নিজ কাজে রত থেকে
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ খ
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
নিচের উদ্দীপকটি পড়ে ৬৬ ও ৬৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কামাল হোসেন একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের পাশাপাশি পরিবারের লোকদেরও যথেষ্ট সময় দেন। তাঁকে কাছে পেয়ে পরিবারের সদস্যরাও খুব খুশি হয়।

৬৬. কামাল হোসনের কর্মকাণ্ডের মাধ্যমে কোনটি হবে? উত্তরঃ খ
 ক. মহিমা অর্জন
 খ. ভবের উন্নতি
 গ. সময়ের সদ্ব্যবহার
 ঘ. জীবনের উদ্দেশ্য লাভ
 
৬৭. কামাল হোসেনকে প্রাতঃস্মরণীয় হতে হলে-
 i. নিজের কাজে রত থেকেই সংকল্প সাধনা করতে হবে
 ii. ভবিষ্যতে নির্ভর না করে কাজ করতে হবে
 iii. সংসার ত্যাগ করতে হবে
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
SSC জীবন-সঙ্গীত কবিতার (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৬৮ ও ৬৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সমীর একজন অলস প্রকৃতির মানুষ। সে সারাদিন শুয়ে বসে কাটায়। বাড়ির কোনো কাজেও বাবা-মাকে সাহায্য করে না। সে মনে করে এত কাজ করে অর্থের পেছনে ছুটে কী লাভ। একদিন তো মরতেই হবে।

৬৮. উদ্দীপকের সমীরের মানসিকতা ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন চরণে ফুটে উঠেছে? উত্তরঃ ক
 ক. বৃথা জন্ম এ সংসারে
 খ. জীবাত্মা অনিত্য নয়
 গ. সকলি ঘুচায় কাল
 ঘ. সময় কাহারো নয়
 
৬৯. উদ্দীপকের সমীর বরণীয় হতে পারবে না। কারণ-
 i. সংসার সমরাঙ্গনে সে ভীত
 ii. জীবনের উদ্দেশ্য তার কাজে অনুপস্থিত
 iii. বাহ্যদৃশ্যে নিজেকে ভুলিয়েছে
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii 
 
নিচের উদ্দীপকটি পড়ে ৭০ ও ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মালিহা প্রায়ই ক্লাসের পড়া পরের দিন করব বলে রেখে দেয়। এতে সে ক্লাসে ঠিকমতো পড়া পারে না। বছর শেষে পরীক্ষাতেও সে ভালো ফল  করতে পারে না।

৭০. মালিহার মাঝে কোন দিকটির প্রকাশ ঘটেছে? উত্তরঃ ক
 ক. ভবিষ্যতে নির্ভরতা
 খ. অতীত চিন্তায় কাতরতা
 গ. মহাজ্ঞানীদের মানসিকতা
 ঘ. বাহ্যদৃশ্যে আকর্ষণ
 
৭১. চূড়ান্ত সাফল্য লাভে মালিহা ‘জীবন-সঙ্গীত’ কবিতার যে বক্তব্যের অনুসরণ করতে পারে তা হলো-
 i. যুদ্ধ কর দৃঢ়পণে
 ii. ভবিষ্যতে করো না নির্ভর
 iii. করো না সুখের আশ
 
 নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii
 ঘ. i, ii ও iii
Share:

HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (mcq) বহুনির্বাচনি বোর্ড প্রশ্ন সমাধান pdf download

এইচএসসি পরীক্ষা
বোর্ড প্রশ্ন সমাধান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
বিষয় কোড: ২৭৫
HSC ICT MCQ Question and Answer pdf download

সময়: ২৫ মিনিট                   পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

১. WiMax এর স্ট্যান্ডার্ড কত?
ক. 802.11 GHz
খ. 802.11a GHz
গ. 802.15 GHz
ঘ. 802.16 GHz
উত্তরঃ ঘ. 802.16 GHz

২. (১১১০.১১)২ এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটি?
ক. E.A
খ. E.C
গ. C.E
ঘ. E.3
উত্তরঃ খ. E.C

* উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
'X' তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট, উচ্চ গতিসম্পনড়ব ডিজিটাল সুবিধা পায়।

৩. উদ্দীপকে সার্ভিসটির নাম কী?
ক. ব্লুটুথ
খ. ওয়াইফাই
গ. ওয়াইম্যাক্স
ঘ. ক্লাউড কম্পিউটিং
উত্তরঃ ঘ. ক্লাউড কম্পিউটিং

৪. সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য-
i. কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডাটা নিয়ন্ত্রণ
ii. ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়
iii. রক্ষণাবেক্ষণ খরচ নেই

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. i ও iii

৫. NOR এর আউটপুট 0 (শূন্য) হবে যখন-
i. সবগুলো ইনপুটে 1
ii. সবগুলো ইনপুটে 0
iii. যে কোনো একটি ইনপুটে 1

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii

৬. ওয়েব সাইটের একক ঠিকানা-
ক. IP Address
খ. URL
গ. HTTP
ঘ. HTML
উত্তরঃ খ. URL

৭. বিট, বাইট, মেমরি অ্যাড্রেস নিয়ে কাজ করে-
i. মেশিন ভাষা
ii. মধ্যস্তরের ভাষা
iii. উচ্চস্তরের ভাষা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

৮. নির্দিষ্ট ডাটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়?
ক. সর্টিং
খ. সার্চিং
গ. কুয়েরি
ঘ. ইন্ডেক্সিং
উত্তরঃ গ. কুয়েরি

৯. C ভাষায় লাইব্রেরি ফাংশন হলো-
i. prinf ( )
ii. scanf ( )
iii. add ( )

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

* উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
'X' কলেজের অধ্যক্ষ ছাত্রদের নির্বাচনি পরীক্ষার ফলাফলের ডেটাকে ঊর্ধ্বক্রম ও নিম্নক্রমে সাজাচ্ছিলেন। এর ফলে তিনি ডেটাকে সহজেই খুঁজে বের করতে পারছিলেন।

১০. অধ্যক্ষ সাহেবের ডেটা সাজানোর পদ্ধতিকে কি বলে?
ক. সর্টিং
খ. সার্চিং
গ. ইন্ডেক্সিং
ঘ. কুয়েরি
উত্তরঃ ক. সর্টিং

১১. উক্ত পদ্ধতির সুবিধা-
i. স্বয়ংক্রিয়ভাবে ফাইল আপডেট হয়
ii. কাজের গতি বৃদ্ধি পায়
iii. বেশি জায়গার প্রয়োজন হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

১২. ডেটাবেজে SQL টেবিলে নতুন রেকর্ড সংযোজনে কোন স্টেটমেন্ট ব্যবহার করা যায়?
ক. SELECT 
খ. UPDATE
গ. CREATE 
ঘ. INSERT
উত্তরঃ ঘ. INSERT

১৩. বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে?
ক. বায়োইনফরমেটিক্স
খ. ন্যানোটেকনোলজি
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ. ক্রায়োসার্জারি
উত্তরঃ ক. বায়োইনফরমেটিক্স

১৪. বায়োইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো-
i. জৈব প্রযুক্তি
ii. জীবাণু অস্ত্র তৈরি
iii. মহাকাশ গবেষণা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

১৫. পাঁচটি ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি?
ক. ৮
খ. ১৬
গ. ৩২
ঘ. ৬৪
উত্তরঃ গ. ৩২

১৬. (17)8 এর পরের সংখ্যা কোনটি?
ক. 14
খ. 15
গ. 16
ঘ. 20
উত্তরঃ ঘ. 20

১৭. #include < stdio.h>
main ( )
{
int a = 3, b;
b = 2 * a;
print f ("%d", b);
}

উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে b এর মান কত হবে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ ঘ. ৬

১৮. ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক কারণ-
i. শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন
ii. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়
iii. সার্বক্ষণিক ব্যবহার করা যায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও iii

১৯. তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-
ক. টেলিফোন ক্যাবল
খ. কো-এক্সিয়াল ক্যাবল
গ. টুইস্টেড পেয়ার ক্যাবল
ঘ. ফাইবার অপটিক ক্যাবল
উত্তরঃ গ. টুইস্টেড পেয়ার ক্যাবল

* উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
A
Y
B

২০. Y এর মান কোনটি?
ক. AB
খ. AB
গ. A+B
ঘ. AB
উত্তরঃ ঘ. AB

২১. উদ্দীপকের বর্তনীটির আউটপুট Y = 1 পেতে হলে A ও B এর কত ইনপুট দিতে হবে?
ক. A = 0 I B = 0
খ. A = 0 I B = 1
গ. A = 1 I B = 0
ঘ. A = 1 I B = 1
উত্তরঃ ঘ. A = 1 I B = 1

২২. ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে?
ক. <br>
খ. <a>
গ. <li>
ঘ. <i>
উত্তরঃ খ. <a>

* উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
তমালের তৈরিকৃত ওয়েবপেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার পরামর্শ দিলেন।

২৩. তমালের তৈরিকৃত ওয়েবপেজটি কোন ধরনের?
ক. ডায়নামিক ওয়েবপেজ
খ. স্ট্যাটিক ওয়েবপেজ
গ. লোকাল ওয়েবপেজ
ঘ. রিমোট ওয়েবপেজ
উত্তরঃ খ. স্ট্যাটিক ওয়েবপেজ

২৪. ওয়েবপেজের সমস্যা সমাধানের জন্য উপযোগী ভাষা হলো-
i. ASP
ii. PHP
iii. JSP

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

২৫. “সি” ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের?
ক. ৮
খ. ১৬
গ. ৩২
ঘ. ৬৪
উত্তরঃ খ. ১৬
একাদশ-দ্বাদশ (HSC) শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) সৃজনশীল প্রশ্ন উত্তর। HSC Information and Communication Technology (ICT) Question Answer.
Share:

English 2nd Paper Board Question with Answer pdf download

Board Question
English 2nd Paper

Full marks: 100              Time: 3 hours
[N.B. The figures in the right margin indicate full marks.]

Part-A:
Grammar (Marks 60)
1. Fill in the blanks with appropriate articles. Put a cross (×) where an article is not needed. 0.5 × 10 = 5
Bangladesh is a land of (a) __ scenic beauty. (b) __ land, (c) __ rivers and the forest are d) __ sources of this beauty. Due to geographical position e) __ tourism business can flourish here. (f) __ wild animals of (g) __ Sundarbans are also (h) __ great asset. Tourism can play (i) __ vital role in national economy. But it is still in the tender age. So, we have to cross (j) __ long way.
Click to see the answer

2. Complete the text with suitable preposition: 0.5 × 10 = 5
Some people get pleasure (a) __ reading books. Reading books is a good habit. The pleasure (b) __ reading books is different (c) __ the pleasure of hearing songs. Books are our best companion (d) __ life. Reading books keeps us free (e) __ tension and anxiety. It gives relief (f) __ a while (g) __ our monotonous life. So, all (h) __ us should develop the habit (i) __ reading books (j) __ pleasure.
Click to see the answer

3. Complete the sentences with suitable phrases/ words given in the box. 0.5 × 10 = 5
there what if was born had better as long as
let alone have to as if it as soon as
(a) __ is really unfortunate for a boy like him to fail in the exam. 
(b) He cannot score a goal __ a hattrick.
(c) His mother being sick, he needs to go home __ possible.
(d) The manager says alone; it seems __ others had nothing to say. 
(e) No one is happy with her results. She __ understand it.
(f) __ you lost your pen?
(g) __ lived a clever fox in a jungle.
(h) The poor will continue to suffer __ they are illiterate.
(i) Zahir Raihan __ on 19 August, 1935 in Feni.
(j) We __ educate all and work hard to develop our country.
Click to see the answer

4. Complete the sentences using suitable clauses/ phrases: 0.5 × 10 = 5
(a) It is known to all that __. On the other hand, the lazy suffer in the long run.
(b) We believed that __. He studied heart and soul.
(c) No sooner had I got down from the train __. There were some important things in the luggage.
(d) Though he was hungry __. He was suffering from stomach disorder.
(e) The economy of Bangladesh is improving day by day. It is high time __.
(f) Smoking is injurious to health. Those who smoke __.
(g) Mr. Zamal is not a strong man. He cannot walk one mile at a stretch, let alone __.
(h) I did not have enough wealth. __, I would have set up a hospital for the poor.
(i) I was really surprised at his behaviour. He acted as if __.
(j) He is not a wealthy man. He cannot buy a car. The car is too luxurious for __.
Click to see the answer

5. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context: 0.5 × 10 = 5
Examination plays an important role in student life. It (a) __ (determine) the merit of the students. A pleasant performance in the examination (b) __ (require) for students to be (c) __ (promote) to the next class. Students (d) __ (expect) to be precise and accurate while (e) __ (answer) the questions in the examination. But the real scenario is different. Most of the students (f) __ (write) their examination paper fairly well as they (g) __ (understand) the questions properly. As a result they (h) __ (cut) a very sorry figure in the examination. If they (i) __ (be) correct in their answers, they certainly (j) __ (secure) good marks in the examination.
Click to see the answer

6. Read the text and change the sentences as directed: 5
(a) Pahela Boishakh is undoubtedly the most celebrated festival in Bangladesh (complex).
(b) It is the first day of the Bengali year when the city roads get so jam packed (simple).
(c) Almost everyone enjoys the day in his own way (passive).
(d) Although I do not like gathering, I enjoy the activities of the day (compound).
(e) It is one of the most interesting days of the year (positive).
Click to see the answer

7. Change the narrative style of the following text: 5
"Why are your children crying, my daughter?" said the Caliph. "They have been starving" said the woman. "Have you nobody else in the world?" "My husband died some months ago. He left neither any money nor any property. So, they are in great distress. They have to starve sometimes." "Oh! Let me see how I can help you."
Click to see the answer

English 2nd Paper Model Test/Board Question with Answer

8. Identify the unclear pronoun references in the passage to make them clear: 5
A cook once roasted a duck for his master. It looked so delicious that he could not resist the temptation and ate up one of the drumsticks. When he sat down to eat the meal, he quickly noticed the missing leg. He asked him what had happened to the other leg. He told him that it had only one leg. The master said that there was no such thing as one-legged duck but the cook insisted that every duck had only one leg.
Click to see the answer

9. Read the following text and use modifiers as directed in the blanks spaces: 0.5 × 10 = 5
Beauty is (a) __ (use determiner) criterion of art. But it is very difficult (b) __ (infinitive phrase) beauty. We may (c) __ (pre-modify the verb) appreciate it. Beauty may not be identified (d) __ (post-modify the verb) or objectively. It may depend on (e) __ (use possessive) sense of perception. Another problem is that ugliness has (f) __ (use possessive) beauty too. Now the question arises whether beauty and ugliness are the (g) __ (pre-modify the noun) parts of art. Poets and artists have infused both in (h) __ (use possessive) works. They say that (i) __ (use quantifier) truths are always object of beauty. There are two poems on beauty written by two poets of (j) __ (pre-modify the noun) ages.
Click to see the answer

10. Use appropriate sentence connectors in the blank spaces of the following: 0.5 × 10 = 5
Time and tide wait for none. (a) __ no one can stop the onward march of time. (b) __ we should not waste a single moment in vain. (c) __ we should make proper use of every single moment in our life. (d) __, the students should understand the value of time. It is a matter of great regret that some of the students pass away their valuable time in Facebook. (e) __, they kill their time foolishly. (f) __, they cannot prepare their lessons well. (g) __, they always have a poor preparation for the examination. (h) __, they cannot do well in the examination. (i) __, they do not stop wasting time. (j) __, they continue to waste time using Cell phone and Facebook till it is too late for them.
Click to see the answer

11. Read the passage and write the antonyms and synonym of the words as directed below: 0.5 × 10 = 5
A thing cannot become as precious as gold only by the way of glittering. People in general are charmed and attracted by outward show of things, not by their own merits. Gold is a bright precious metal and its value is recognized by all. Nevertheless, there are many metals cheaper than gold but look like it. They glitter for sometime but fade in course of time. They fascinate our eyes too. But their beauty and glamour do not last long. But gold is such a metal that it can stand the wear and tear of time and shine till the last moment of time. In our society, there are so many people who are outwardly very gentle and nice. But after a period of time, their real identity is revealed. They do not have intrinsic value and morality
(a) precious (antonym) 
(f) fascinate (synonym)
(b) glitter (synonym) 
(g) glamour (antonym)
(c) attract (synonym) 
(h) shine (antonym)
(d) outward (antonym) 
(i) intrinsic (synonym)
(e) recognize (synonym) 
(j) morality (antonym)
Click to see the answer

12. There are ten errors in the use of punctuation marks in the following text. Re-write the text correcting the errors: 0.5 × 10 = 5
are you brothers asked the mistress of the house turning to the dervishes no by allah they replied we are poor wanderers who met by mere chance then addressing one of the three she said were you born blind in one eye
Click to see the answer

Part-B:
Composition (Marks 40)
13. Write an email to one of your intimate friends Anik/Anika inviting him/her to join a picnic. 8
Click to see the answer

14. Suppose you are a reporter of the Daily Prothom Alo. Now write a report on the Annual Cultural Programme and prize giving ceremony of your college. 8
Click to see the answer

15. Write a paragraph on "Your Visit to a Boishakhi Fair". Use 150 words. 10
Click to see the answer

16. Write a short composition on "Rivers of Bangladesh", Or "The Value of Time". 14
Click to see the answer
Share: