HSC ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন-১ pdf download

বোর্ড প্রশ্ন/মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষা
বিষয়: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র
সৃজনশীল প্রশ্ন
 pdf download
বিষয় কোড: ২৯২

সময়-২ ঘণ্টা ৩০ মিনিট         পূর্ণমান-৭০
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও]

১. আলফা লি. তার অর্থ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছেন। কিছু প্রকল্প আছে অধিক মুনাফাজনক এবং কম ঝুঁকিপূর্ণ, কিছু প্রকল্প আছে অধিক মুনাফাজনক এবং অধিক ঝুঁকিপূর্ণ, আবার কিছু প্রকল্প আছে যেখানে কোনো ঝুঁকি নেই। কিন্তু বেটা লি. সমুদয় অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করেছেন। প্রকল্পটি অধিক মুনাফাজনক এবং অধিক ঝুঁকিপূর্ণ। বেটা লি. এর আর্থিক ব্যবস্থাপক তার নগদ অর্থ এমনভাবে ব্যবহার করেন যাতে তার কারবার পরিচালনায় কোনো সমস্যা না হয়। তিনি কারবারে কোনো অলস অর্থ সংরক্ষণ করেন না।
ক. ব্যবসায় অর্থায়ন কী? ১
খ. বিনিয়োগ সিদ্ধান্ত কী? ব্যাখ্যা কর। ২
গ. আলফা লি. কর্তৃক অনুসৃত অর্থায়নের নীতিটি আলোচনা কর। ৩
ঘ. বেটা লি. কর্তৃক গৃহীত অর্থায়নের নীতিসমূহ তুলনামূলকভাবে আলোচনা কর। ৪

২. জনাব জনসন সোনালী ব্যাংক থেকে প্রাথমিক গণপ্রস্তাব গ্রহণ করে ৪০০টি শেয়ার ক্রয় করেন। কিন্তু তার বন্ধু জ্যাকসন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে স্টক দালালের মাধ্যমে শেয়ার ক্রয় করেন এবং শেয়ারের দাম বৃদ্ধি পেলে তিনি উক্ত শেয়ারগুলো ঐ বাজারে বিক্রি করেন। শেয়ার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জ্যাকসন বেশ মুনাফা অর্জন করেন। বাংলাদেশে ১৯৬৯ সালে স্টক এক্সচেঞ্জসমূহকে নিয়ন্ত্রণ করার জন্য একটি কমিশন গঠিত হয়।
ক. মানি লন্ডারিং কী? ১
খ. আর্থিক বাজার কী? বুঝিয়ে লেখ। ২
গ. কোন শেয়ার বাজারে জনসন তার অর্থ বিনিয়োগ করেছেন? বাজারটি সম্পর্কে আলোচনা কর। ৩
ঘ. ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কমিশনের নাম কী? জ্যাকসন কর্তৃক বিনিয়োগকৃত মার্কেটের আলোকে উক্ত কমিশনের ভূমিকা আলোচনা কর। ৪

৩. নাহিদ ৫ বছর পর একটি মটর সাইকেল কিনতে ইচ্ছুক। ৫ বছর পর মটর সাইকেলটির বাজারমূল্য হবে ১,৫০,০০০ টাকা। তার বাবা এই লক্ষ্যে সোনালী ব্যাংকে ৭০,০০০ টাকা এখন জমা রাখতে চায়। সোনালী ব্যাংক ১২% সুদ দেয় যা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধিকরণ করা হয়।
ক. বৃত্তি কী? ১
খ. ৬৯ বিধিটি বুঝিয়ে লিখ। ২
গ. উদ্দীপকের আলোকে কার্যকরী সুদের হার নির্ণয় কর। ৩
ঘ. মেয়াদ শেষে নাহিন কী মোটর সাইকেলটি কিনতে সক্ষম হবে? গাণিতিকভাবে যুক্তি প্রদর্শন কর। ৪

৪. P লি. এর বার্ষিক নগদের প্রয়োজন ৪,৮০,০০০ টাকা। কোম্পানি সমপরিমাণ মূল্যের বিক্রয়যোগ্য সিকিউরিটি সংরক্ষণ করে। সিকিউরিটি থেকে প্রয়োজনীয় আয়ের হার ১২% এবং এইসব স্বল্পমেয়াদি সিকিউরিটিতে নগদে রূপান্তরের জন্য প্রতি লেনদেন ব্যয় ১৫০ টাকা। অন্যদিকে Q লি. এর গড় উৎপাদন সময় ৫০ দিন, গড় সংগ্রহ সময় ৪০ দিন এবং গড় পরিশোধ সময় ৩০ দিন। বার্ষিক নগদের প্রয়োজন ৩,০০,০০০ টাকা।
ক. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কী? ১
খ. চলতি সম্পদ ব্যবস্থাপনা কী? বুঝিয়ে লিখ। ২
গ. P লি. এর কাম্য নগদের পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. Q লি. এর ন্যূনতম পরিচালন নগদ নির্ণয় কর। ন্যূনতম নগদ ৬০,০০০ টাকা স্থির করা হলে নগদ আবর্তনের উপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ কর। ৪

৫. রুবেল লি.-এর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের শেষে তুলনামূলক আর্থিক তথ্য নিম্নরুপ:

বিবরণ

টাকা

বিবরণ

টাকা

নিট মুনাফা

দেনাদার হ্রাস

অবচয় খরচ

মজুদপণ্য বৃদ্ধি

যন্ত্রপাতি ক্রয়

৬৫,০০০

১২,০০০

৮,০০০

১৫,০০০

৬০,০০০

পাওনাদার বৃদ্ধি

শেয়ার বিক্রি

লভ্যাংশ প্রদান

বন্ডকে শেয়ারে রূপান্তর

প্রারম্ভিক নগদ

৭,০০০

৫০,০০০

২২,০০০

৪০,০০০

৪৭,০০০

ক. সমচ্ছেদ বিন্দু কী? ১
খ. নগদ প্রবাহ কী? বুঝিয়ে লিখ। ২
গ. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় কর। ৩
ঘ. ২০১৮ সালের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে সমাপনী নগদ নির্ণয় কর। ৪

৬. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে আতিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় ও ব্যয়সংক্রান্ত তথ্য নিম্নরুপ:
বিক্রয় - ২৫,০০০ একক
এককপ্রতি বিক্রয়মূল্য - ১২ টাকা
এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় - ৫ টাকা
স্থির ব্যয় - ১,৪০,০০০ টাকা
ক. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কী? ১
খ. স্থায়ী ব্যয় কী? বুঝিয়ে লিখ। ২
গ. সমচ্ছেদ বিক্রয় নির্ণয় কর (টাকায়)। ৩
ঘ. চলতি বছরের মুনাফা নির্ণয় কর। বিক্রয়ের পরিমাণ ১০% বৃদ্ধি এবং পরিবর্তনশীল ব্যয় ২০% হ্রাস করা হলে কোম্পানির চলতি মুনাফার কী পরিবর্তন হবে? ৪

৭. জনাব এস আলম একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তিনি একটি প্রকল্পে বিনিয়োগের চিন্তা করছেন। প্রকল্পের প্রাথমিক প্রাক্কলিত নগদ বহিঃপ্রবাহ ২,০০,০০০ টাকা। প্রকল্পের মেয়াদ ৪ বছর এবং ভগড়বাবশেষ মূল্য নেই। কোম্পানি স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে। প্রয়োজনীয় আয়ের হার ১০% এবং কর্পোরেট কর ৪০%। প্রকল্পটির প্রাক্কলিত করপূর্ব নগদ অন্তঃপ্রবাহ নিম্নরুপ:

বিবরণ

বছর-১

বছর-২

বছর-৩

বছর-৪

করপূর্ব নগদ প্রবাহ (টাকা)

৮০,০০০

৭০,০০০

৮০,০০০

১,০০,০০০

ক. পরস্পর বর্জনশীল প্রকল্প কী? ১
খ. পে ব্যাক সময় পদ্ধতি কী? বুঝিয়ে লিখ। ২
গ. প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় কর। ৩
ঘ. প্রকল্পের নিট বর্তমান মূল্য নির্ণয় কর এবং প্রকল্পের গ্রহণযোগ্যতার উপর মন্তব্য কর। ৪

৮. জনাব স্বপন তার অলস অর্থ বন্ডে বিনিয়োগ করতে চাইছেন। তিনি বন্ড বাজার অনুসন্ধান করে ২টি বন্ড নির্বাচন করেন। উভয় বন্ডের অভিহিত মূল্য ১,০০০ টাকা। প্রত্যাশিত আয়ের হার ১০%। বন্ড দুটির তথ্য নিচে দেওয়া হলো:

বন্ড

কুপন সুদের হার

বাজার মূল্য

মেয়াদ

পরিপক্ব মূল্য

A

১২%

১১০০ টাকা

-

১,০০০ টাকা

B

-

৬০০ টাকা

১২ বছর

১,৫০০ টাকা

ক. কুপন বন্ড কী? ১
খ. কার্যকরী মূলধন ধারণাটি আলোচনা কর। ২
গ. অ বন্ডের চলতি আয়ের হার নির্ণয় কর। ৩
ঘ. বন্ডের বর্তমান মূল্য বিবেচনায় স্বপনের কোন বন্ডে বিনিয়োগ করা উত্তম? বিশ্লেষণ কর। ৪

৯. নুসরাত লি. এর মূলধন কাঠামো নিম্নরুপ:

মূলধনের উৎস

পরিমাণ (টাকা)

সাধারণ শেয়ার মূলধন

৫,০০,০০০

৮% অগ্রাধিকার শেয়ার মূলধন

২,০০,০০০

১০% বন্ড

৩,০০,০০০

মোট =

১০,০০,০০০

প্রতি সাধারণ শেয়ারের বাজার মূল্য ২০০ টাকা, কোম্পানি আগামী বছর প্রতি শেয়ারে ১৫ টাকা করে লভ্যাংশ দেবে বলে সিদ্ধান্ত নেয়। লভ্যাংশ বৃদ্ধির হার ৪%। কোম্পানির কর হার ৪০%।
ক. মূলধন কাঠামো কী? ১
খ. ‘সাধারণ শেয়ার মূলধনের ব্যয় আছে’- ব্যাখ্যা কর। ২
গ. কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় কর। ৩
ঘ. প্রতিষ্ঠানটির ভারযুক্ত গড় মূলধন ব্যয় নির্ণয় কর। ৪

১০. সাবরিনা এইচ,এস,সি পরীক্ষায় এচঅ-৫ পেয়েছে। তার বাবা তাকে ১,০০,০০০ টাকা পুরস্কার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার বাবা তাকে এই অর্থ গ্রহণ করার ২টি বিকল্প প্রস্তাব দেয়। বিকল্প দুটি নিম্নরুপ:
বিকল্প-১: সে ৫ বছর যাবত প্রতি বছরের শুরুতে যথাক্রমে ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা, ২৫,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা পাবে।
বিকল্প-২: সে ৫ বছর যাবত প্রতি বছর শেষে ২০,০০০ টাকা করে পাবে। সুযোগ ব্যয় ১০%।
ক. অর্থের ভবিষ্যৎ মূল্য কী? ১
খ. প্রকৃত সুদের হার কী বুঝিয়ে লেখ। ২
গ. বিকল্প-১ এর ভবিষ্যৎ মূল্য নির্ণয় কর। ৩
ঘ. কোন বিকল্পটি সাবরিনার গ্রহণ করা উচিত? বর্তমান মূল্য বিবেচনা করে তোমার মতামত দাও। ৪

১১. সুমা সিকিউরিটিতে বিনিয়োগে ইচ্ছুক। সে বাজার থেকে ২টি সিকিউরিটির তথ্য সংগ্রহ করেছে। বিগত তিন বছরের আয়ের হার নিম্নরুপ:

বছর

সিকিউরিটি A (আয়ের হার)

সিকিউরিটি B (আয়ের হার)

১০%

১২%

১৫%

-৮%

৫%

২০%

ক. বাজার ঝুঁকি কী? ১
খ. ‘সরকারি বন্ডে বিনিয়োগ ঝুঁকি নাই’- ব্যাখ্যা কর। ২
গ. সিকিউরিটি অ এবং সিকিউরিটি ই এর গড় আয়ের হার নির্ণয় কর। ৩
ঘ. উভয় সিকিউরিটির ব্যবধানাংক নির্ণয় কর। কোন সিকিউরিটিতে বিনিয়োগ উত্তম এবং কেন?
এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন/মডেল টেস্ট

Share:

SSC বাংলা ১ম পত্র বহুনির্বাচনি (mcq) প্রশ্নের উত্তর মডেল টেস্ট-১ pdf download

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
মডেল টেস্ট 
এসএসসি পরীক্ষা 
বিষয়: বাংলা ১ম পত্র 
বহু নির্বাচনি প্রশ্ন-উত্তর pdf download
বিষয় কোড: ১০১ 

সময়: ৩০ মিনিট      পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/ চিহ্ন দেয়া যাবে না।]

১. বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের সম্পর্কে কবির অভিমত কী?
ক. তাদের জন্ম পরিচয় ঠিক করা যায় না
খ. তারা মানুষ নামের পরিচয় দানের অযোগ্য
গ. তারা অকৃতজ্ঞতারই পরিচয় দেয়
ঘ. তারা নীচ ও হীন জীবনযাপন করে
উত্তরঃ ক. তাদের জন্ম পরিচয় ঠিক করা যায় না

২. ‘কপোতাক্ষ নদ’ কবিতার মূল সুর কী?
ক. প্রকৃতিপ্রেম
খ. স্মৃতিকাতরতা
গ. নিসর্গপ্রেম
ঘ. গভীর আনন্দ
উত্তরঃ খ. স্মৃতিকাতরতা

৩. মানব জীবনের উদ্দেশ্য-
i. মিথ্যা সুখ কামনা
ii. জগতের কল্যাণ
iii. মানবের কল্যাণ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. ii ও iii

৪. রবীন্দ্রনাথ ঠাকুরেরর কোন কাব্যগ্রন্থ থেকে 'জুতা আবিষ্কার' কবিতাটি সংকলন করা হয়েছে?
ক. মানসী
খ. সোনার তরী
গ. কল্পনা
ঘ. চিত্রা
উত্তরঃ গ. কল্পনা

৫. গিরির হিম ললাট ঘামল কেন?
ক. পাথরের গতিশীলতায়
খ. ঝরনার উদ্ভবে
গ. নাচের উৎসবে
ঘ. ভয় পাওয়ায়
উত্তরঃ খ. ঝরনার উদ্ভবে

৬. মাঠ স্তব্ধ হবে না, কারণ-
ক. সবাই মিলে সজীব রাখবে
খ. নতুনভাবে পরিচর্যা করবে
গ. কোনো দুর্যোগের সম্ভাবনা নেই
ঘ. বহমানতা টিকিয়ে রাখবে
উত্তরঃ ঘ. বহমানতা টিকিয়ে রাখবে

৭. প্রতিবেশীর আঁধার ঘরে জ্বালতে পারে আলো- এখানে আলো বলতে কি বোঝানো হয়েছে?
ক. পারস্পরিক সম্প্রীতি
খ. বিপদে সাহায্য করা
গ. একে অন্যের খোঁজ নেওয়া
ঘ. কাউকে তুচ্ছ না ভাবা
উত্তরঃ খ. বিপদে সাহায্য করা

* উদ্দীপকটি পড়ে ৮নং প্রশ্নের উত্তর দাওঃ
রিপভ্যান উইংকল দীর্ঘ বিশ বছর পর গাঁয়ে ফিরে এলে তাকে কেউ চিনতে পারেনি। সবাই তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশেষে তার স্বজন টম এলে সব শংকার অবসান ঘটে।

৮. উদ্দীপকের টমের সাথে ‘আমি কোনো আগন্তুক নই’- কবিতার সাদৃশ্য রয়েছে-
i. জমিলার মার
ii. কদম আলীর
iii. অবোধ বালকের

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

৯. ‘আমার পরিচয়’ কবিতায় নদীর সংখ্যা কত?
ক. ১২০০
খ. ১৪০০
গ. ১৩০০
ঘ. ১৫০০
উত্তরঃ গ. ১৩০০

১০. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় নীলকমলেরা কারা?
ক. প্রহরীরা
খ. সাহসীরা
গ. হৃদয়বান ব্যক্তিগণ
ঘ. মুক্তিযোদ্ধাগণ
উত্তরঃ ঘ. মুক্তিযোদ্ধাগণ

১১. বাণীকণ্ঠের শুষ্ক কপোলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন?
ক. বাণীকণ্ঠের চোখের অসুখ ছিল
খ. জমিদারের কাছে অপমানিত হয়ে
গ. বোবা মেয়েটির ভবিষ্যৎ ভেবে
ঘ. বাণীকণ্ঠের স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হয়েছিল
উত্তরঃ গ. বোবা মেয়েটির ভবিষ্যৎ ভেবে

১২. লাইব্রেরিকে স্কুল-কলেজের উপর স্থান দেওয়ার কারণ-
ক. বিজ্ঞান চর্চার জন্য
খ. স্বশিক্ষিত হবার সুযোগ পাওয়া
গ. ধর্মীয় চর্চার জন্য
ঘ. পরীক্ষায় ভালো ফলাফল না করা
উত্তরঃ খ. স্বশিক্ষিত হবার সুযোগ পাওয়া

১৩. গায়ে তার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লতাপতা জড়ানো- কার?
ক. মুখুয্যে গৃহকর্ত্রীর
খ. রথের
গ. শ্মশানের
ঘ. কাছাকাছি বাড়ির
উত্তরঃ খ. রথের
 
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:

১৪. কিন্তু হায়! এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? মুহাম্মদ শহীদুল্লাহর এ হতাশার দুর হতে পারে কিভাবে?
ক. স্বেচ্ছাসেবক দল গঠন করে
খ. সভা-সমিতিতে যথাযথ উপস্থাপন করে
গ. ফোকলোর সোসাইটি স্থাপন করে
ঘ. জনসাধারণকে সচেতন করে
উত্তরঃ গ. ফোকলোর সোসাইটি স্থাপন করে

১৫. অপুর টিনের বাক্সটি প্রকৃতপক্ষে-
i. তার সম্পত্তির সমাবেশ
ii. খেলার সামগ্রীর স্থান
iii. শিশুমনের একান্ত কল্পনা

নিচের কোনটি সঠিক?
ক. i ও iiর
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. iii
উত্তরঃ গ. i ও iii

১৬. আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। আমি এমনই এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যার নিত্যকার আহার্য। এ বক্তব্যে হযরত মুহম্মদ (স.)-এর চরিত্রের ফুটে ওঠা দিকটি হলো-
i. নিরহংকার
ii. বিচক্ষনতা
iii. সত্যনিষ্ঠা

নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও iii

১৭. আজ আমাদের এত অধঃপতনের কারণ কী?
ক. মেহনতি মানুষের প্রতি অবহেলা
খ. গণজাগরণের অভাব
গ. স্বপ্নরাজ্যে বিচরণ
ঘ. ব্যক্তিকে প্রাধান্য দেওয়া
উত্তরঃ ক. মেহনতি মানুষের প্রতি অবহেলা

১৮. আত্মিক মৃত্যু বলতে লেখক কী বুঝিয়েছেন?
i. স্বাভাবিক মৃত্যু
ii. নৈতিক অধঃপতন
iii. মূল্যবোধের অবক্ষয়

নিচের কোনটি সঠিক?
ক. এ ও iiর
খ. ii ও iii
গ. i, ii ও iii
ঘ. i ও ii
উত্তরঃ খ. ii ও iii

১৯. আব্দুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন?
ক. আচরণের জন্য
খ. শারীরিক গঠনের জন্য
গ. বেশি রানড়বার জন্য
ঘ. বেশি খাওয়ার জন্য
উত্তরঃ খ. শারীরিক গঠনের জন্য

২০. মমতাদির সঙ্গে ছেলেটির কথোপকথন মূল্যবান বলার কারণ-
i. কথার ভেতর মূল্যবান বিষয় ছিল
ii. কথার ভেতরে সেড়বহ লুকিয়ে ছিল
iii. কথায় বন্ধুত্বপূর্ণ আবেগ লুকিয়ে ছিল

নিচের কোনটি সঠিক?
ক. i ও iiর
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. ii ও iii

২১. টেনিসনের রিং আউট দ্যা ওল্ড ও রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ- এ দুয়ের মধ্যে মিল কোথায়?
ক. একটি অন্যটির অনুবাদ
খ. দুটোই বাংলা নববর্ষকে উদ্দেশ্য করে
গ. কবিতা দুটো মনে আনন্দের সঞ্চার করে
ঘ. কবিতা দুটোর মূলভাব একই
উত্তরঃ ঘ. কবিতা দুটোর মূলভাব একই

২২. প্রাণের চেয়ে মন বড়- আদর্শটি প্রতিফলন দেখা যায় জাহানারা ইমামের কোন কাজের মদ্য দিয়ে?
ক. জামীকে স্কুলে যতে না দেওয়ায়
খ. যুদ্ধের সময় নিজ পাড়া ছেড়ে না যাওয়ায়
গ. রুমিকে উদ্ধারের জন্য মার্সি পিটিশন না করায়
ঘ. শরীফ সাহেবের কুলখানির আয়োজন করায়
উত্তরঃ গ. রুমিকে উদ্ধারের জন্য মার্সি পিটিশন না করায়

২৩. জীবনের পূর্ণাবয়ব নয় খন্ডাংশ, জীবনের একটি বিশেষ মুহূর্ত কোনো বিশেষ পরিবেশের মধ্যে, স্বল্পসংখ্যক চরিত্রের মাধ্যমে এর পরিণতি ঘটে। এখানে সাহিত্যের কোন শাখার পরিচয় ফুটে উঠেছে?
ক. কবিতা
খ. ছোটগল্প
গ. উপন্যাস
ঘ. নাটক
উত্তরঃ খ. ছোটগল্প

২৪. লেখকের জগদলের দিন আনন্দময় হবার প্রধান কারণ-
ক. সেখানে বড় খেলার মাঠ ছিল
খ. বেঙ্গল টাইগার-এর আনুগত্য
গ. জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য
ঘ. স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি
উত্তরঃ ঘ. স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি

২৫. হাতেম আলির জমিদারী রয়েছে-
ক. কাশিমপুরে
খ. রেশমপুরে
গ. সোনাপুরে
ঘ. বাবুপুরা
উত্তরঃ খ. রেশমপুরে

* উষ্টীপকটি পএড় ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
দ্বৈত শাসনব্যবস্থা ব্যর্থ হলে ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এই প্রথায় নির্দিষ্ট দিনে জমিদারকে সন্ধ্যার পূর্বে বাৎসরিক কর পরিশোধ করতে হতো। অন্যথায় পরদিনই জমিদারি নিলামে উঠত।

২৬. উদ্দীপকে ‘বহিপীর’ নাটকের যে বিষয়টি সাদৃশ্যপূর্ণ তা হলো-
ক. বাল্যবিবাহ
খ. সান্ধ্য আইন
গ. পীরের প্রভাব
ঘ. স্বাধীন জীবনচেতনা
উত্তরঃ খ. সান্ধ্য আইন

২৭. উদ্দীপকের বিষয়বস্তু ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাথে সঙ্গতিপূর্ণ?
ক. খোদেজা
খ. হাতেম আলি
গ. বহিপীর
ঘ. তাহেরা
উত্তরঃ খ. হাতেম আলি

২৮. হরিকাকুর জারে প্রচুর মাছ উঠলে তিনি বুধাকে কী বলে সম্বোধন করেন?
ক. খোকাবাবু
খ. সোনাবাবা
গ. মানিকরতন
ঘ. গোবরাজা
উত্তরঃ গ. মানিকরতন

বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর মডেল টেস্ট:০২ | নবম-দশম শ্রেণি

২৯. নিজের বোঝা নিজে বইবো। বুধার এ বক্তব্যে ফুটে ওঠে-
ক. কর্মদক্ষতা
খ. শারীরিক সক্ষমতা
গ. আত্মবিশ্বাস
ঘ. দেশপ্রেম
উত্তরঃ গ. আত্মবিশ্বাস

৩০. দেশ স্বাধীন হলে বুধাকে নিয়ে শাহাবুদ্দিনের পরিকল্পনা কী?
ক. যুদ্ধরত ছেলেটির নানা ভঙ্গির ছবি আঁকা
খ. কাকতাড়ুয়া বানানো
গ. নিজের সামনে বসে হাসানো
ঘ. বুধাকে হত্যা করা
উত্তরঃ ক. যুদ্ধরত ছেলেটির নানা ভঙ্গির ছবি আঁকা
Share: