সিইসি ও ইসি গঠনে প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রিপরিষদ বিভাগ
সরকার গঠন ও রাষ্ট্রাচার অধিশাখা
www.cabinet.gov.bd

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগনের নিয়োগদানের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিবর্গের প্রস্তাবিত নামের তালিকা।
সিইসি ও ইসি গঠনে প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা | CEC and EC Proposed Selection list
প্রস্তাবিত ব্যক্তির নাম ও পেশা/পদবি নিম্নরুপঃ
০০১. অজয় দাস গুপ্ত - সাংবাদিক। 
০০২. অ্যাডভোকেট মোঃ আব্দুল মোতালেব মিয়া - অ্যাডভোকেট।
০০৩. অ্যাডভোকেট সুলতানা কামাল - মানবাধিকার কর্মী।
০০৪. অধ্যাপক ড. প্রকৌশলী এম. শামীম জেড বসুনিয়া - প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
০০৫. অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী - ভিসি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি।
০০৬. অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ - শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক।
০০৭. অধ্যাপক আবদুল মান্নান - সাবেক চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
০০৮. অধ্যাপক এ. কে. এম. মোস্তাফা জামান - অধ্যাপক।
০০৯. অধ্যাপক জাকিয়া পারভীন - অধ্যাপক, ঢাবি।
০১০. অধ্যাপক ড. আবু সালেহ মাহফুজুল বারী - রোগবিদ্যা বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
০১১. অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস - সাবেক ডীন নৃবিজ্ঞান বিজ্ঞান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
০১২. অধ্যাপক ড. এ এ মামুন - পদার্থ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
০১৩. অধ্যাপক ড. কাজী খসরুল আলম কুদ্দুসী - লোক প্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্বাবদ্যালয়।
০১৪. অধ্যাপক ড. গোলাম রহমান - সাবেক প্রধান তথ্য কমিশনার।
০১৫. অধ্যাপক ড. নাজমা শাহীন - খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০১৬. অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন - আন্তর্জাতিক ব্যবসায় বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০১৭. অধ্যাপক ড. মোঃ নিজামুল হক ভূঁইয়া - খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০১৮. অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান - আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০১৯. অধ্যাপক ড. মোঃ রহমত উল্লাহ - আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০২০. অধ্যাপক ড. মোঃ সাইদুজ্জামান - একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

০২১. অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল - বিশিষ্ট শিক্ষাবিদ।
০২২. অধ্যাপক ড. সরকার আলী আক্কাস - আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
০২৩. অধ্যাপক ড. হারুন অর রশিদ - জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
০২৪. অধ্যাপক ডঃ জহুরুল আলম - শিক্ষাবিদ ও গবেষক।
০২৫. অধ্যাপক ডাঃ কাজী দীন মোহম্মদ - অধ্যাপক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ।
০২৬. অধ্যাপক ডাঃ সেলিমুর রহমান - সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
০২৭. অধ্যাপক ডাঃ সুফিয়া রহমান - সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার।
০২৮. অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম - ঢাকা বিশ্ববিদ্যালয়।
০২৯. অশোক কুমার বিশ্বাস - সাবেক সচিব।
০৩০. আ আ ম স আরেফিন সিদ্দিক - সাবেক ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
 ০৩১. আখতারী মমতাজ - সচিব (অবঃ)।
০৩২. আনিসুর রহমান - সিনিয়র সচিব (অবঃ)।
০৩৩. আব্দুর রশিদ - প্রাক্তন বিচারপতি।
০৩৪. আবু আলম শহীদ খান - সাবেক সচিব।
০৩৫. আবু বকর সিদ্দিকী - সাবেক বিচারপতি।
০৩৬. আবুল হাশেম - আইনজীবী।
০৩৭. উজ্জল বিকাশ দত্ত - সাবেক সচিব।
০৩৮. এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী - সাবেক বিচারপতি।
০৩৯. একেএম মনোয়ার হোসেন আখন্দ - সাবেক অতিরিক্ত সচিব।
০৪০. এ্যাডভোকেট শাহ মোঃ খসরুজ্জামান - সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

০৪১. এম হাসান ইমাম - অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ।
০৪২. এস. এম. আব্দুল ওয়াহাব - অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব(বীর মুক্তিযোদ্ধা)।
০৪৩. এস.এম. হারুন-অর-রশীদ - অবসরপ্রাপ্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১)।
০৪৪. এয়ার কমান্ডার (অব.) ইসফাক ইসলাম চৌধুরী - কোষাধ্যক্ষ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
০৪৫. এয়ার কমোডর শফিক এলাহী - রেজিস্ট্রার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
০৪৬. কাজী গোলাম মোস্তফা - পরিচালক, কে. বি এন্টারপ্রাইজ, ময়মনসিংহ।
০৪৭. কাজী রওশন আক্তার - সাবেক সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
০৪৮. কাজী রিয়াজুল হক - সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন।
০৪৯. কাজী হাবিবুল আউয়াল - সাবেক সিনিয়র সচিব।
০৫০. কামরুন নাহার - সাবেক সচিব।
০৫১. কৃষিবিদ ইকবাল বাহার - সাবেক অতিরিক্ত আইজিপি।
০৫২. কৃষিবিদ এ. কে.এম সাইদুল হক চৌধুরী - সাবেক উপাচার্য , নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
০৫৩. কৃষিবিদ ওয়ারেস কবির - সাবেক নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
০৫৪. কৃষিবিদ ড. মোঃ আফজাল - প্রাক্তন অধ্যাপক বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
০৫৫. কৃষিবিদ প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেবনাথ - সাবেক উপাচার্য চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিমাল সাইন্স বিশ্ববিদ্যালয়।
০৫৬. কৃষিবিদ প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম - প্রফেসর কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ।
০৫৭. কৃষিবিদ মীর শহীদুল ইসলাম - সাবেক অতিরিক্ত আইজিপি।
০৫৮. কৃষিবিদ মোঃ এমদাদুল হক চৌধুরী - সাবেক প্রফেসর কৃষি বিশ্ববিদ্যালয়।
০৫৯. কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম - সাবেক সচিব, ধর্ম মন্ত্রণালয়।
০৬০. কৃষিবিদ মোঃ মোখলেছুর রহমান - সাবেক অতিরিক্ত আইজিপি।

০৬১. খান মোঃ আবদুল মান্নান - সাবেক দায়রা জজ।
০৬২. খোন্দকার মিজানুর রহমান - যুগ্ম সচিব (অব.), বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়।
০৬৩. খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান - সচিব (অবঃ)।
০৬৪. খন্দকার হাসান শাহরিয়ার - অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
০৬৫. গাজী মোঃ মহসিন - এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
০৬৬. গীতি আরা সাফিয়া চৌধুরী - চেয়ারম্যান, এ্যাড.কম।
০৬৭. ছহুল হোসাইন - সাবেক নির্বাচন কমিশনার।
০৬৮. জালাল আহমেদ - অতিরিক্ত সচিব (অবঃ)।
০৬৯. জেনারেল (অবঃ) ইকবাল করিম ভূইয়া - সাবেক সেনাবাহিনী প্রধান।
০৭০. জনাব অপরূপ চৌধুরী - সাবেক সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
০৭১. জনাব অশোক মাধব রায় - সাবেক সচিব।
০৭২. জনাব আব্দুল্লাহ শাহাদাত খান - আইনজীবী।
০৭৩. জনাব আব্দুল মালেক মিয়া - সাবেক সচিব।
০৭৪. জনাব আব্দুল মতিন - চেয়ারপারসন, এডাব।
০৭৫. জনাব আব্দুল হালিম - আইনজীবী।
০৭৬. জনাব আবু সাঈদ খান - বিশিষ্ট সাংবাদিক ও লেখক।
০৭৭. জনাব আবদুল মালেক - সাবেক তথ্য সচিব।
০৭৮. জনাব আবদুস সামাদ - সাবেক সিনিয়র সচিব।
০৭৯. জনাব আবুল কালাম আজাদ - সাবেক মুখ্য সচিব।
০৮০. জনাব আশরাফ আলী - প্রবাসী।

০৮১. জনাব ইকরাম আহমেদ - সাবেক চেয়ারম্যান, পিএসসি।
০৮২. জনাব ইলিয়াস কাঞ্চন - চেয়ারম্যান, নিরাপদ সড়কচাই।
০৮৩. জনাব ইসরাইল হোসেন - সাবেক অতিরিক্ত সচিব।
০৮৪. জনাব এ এ এম মনিরুজ্জামান - আইনজীবী।
০৮৫. জনাব এ এইচ এম সাদিকুল হক - সাবেক চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ড।
০৮৬. জনাব এ কে এম শামসুল ইসলাম - সাবেক রেজিস্টার জেনারেল, সুপ্রিম কোর্ট।
০৮৭. জনাব এ.এফ.এম ইসমাইল চৌধুরী - চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন।
০৮৮. জনাব এ.এল.এম আব্দুর রহমান এনডিসি - অবসরপ্রাপ্ত সচিব।
০৮৯. জনাব একেএম শহীদুল হক, বিপিএম, পিপিএম - সাবেক আইজিপি।
০৯০. জনাব এজাজুর রসুল - আইনজীবী।
০৯১. জনাব এম কে রহমান - সাবেক অতিরিক্ত এটর্নী জেনারেল।
০৯২. জনাব এম জানিবুল হক - সাবেক অতিরিক্ত সচিব।
০৯৩. জনাব এম সাখাওয়াত হোসেন - সাবেক নির্বাচন কমিশনার।
০৯৪. জনাব এম, এ. হান্নান - প্রাক্তন রাষ্ট্রদূত, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন।
০৯৫. জনাব এম নাজিম উদ্দিন আল-আজাদ - সাবেক মন্ত্রী।
০৯৬. জনাব এম. মোসাদ্দেক হোসেন - বিশিষ্ট শিল্পপতি ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনিমেড ইউনিহেলথ গ্রুপ।
০৯৭. জনাব এস এম রেজাউল করিম - অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
০৯৮. জনাব এস. এম. হারুন-উর-রশীদ - সাবেক মহাপরিচালক, বিটিভি।
০৯৯. জনাব এস.এম আব্দুল ওয়াহাব - অবঃ যুগ্মসচিব।
১০০. জনাব কালাচাঁদ মন্ডল - সাবেক অতিরিক্ত সচিব।

১০১. জনাব জ্যোতি বিকাশ বড়ুয়া - ফ্রি-ল্যান্স কনসালটেন্ট।
১০২. জনাব জিল্লার রহমান - সাবেক সচিব।
১০৩. জনাব জেনারেল জামিল ডি আহসান বীর প্রতীক পিএসসি (অবঃ) - মেজর জেনারেল প্রতিক পিএসসি (অবঃ)।
১০৪. জনাব জেসমিন টুলি - অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।
১০৫. জনাব জহুরুল আলম - সাবেক অধ্যাপক।
১০৬. ড. এম শমসের আলী - শিক্ষাবিদ।
১০৭. ড. তোফায়েল আহমেদ - স্থানীয় সরকার বিশেষজ্ঞ।
১০৮. ড. মোঃ নাসির উদ্দিন --
১০৯. জনাব তারিক-উল-ইসলাম - অবসরপ্রাপ্ত সচিব।
১১০. জনাব দীপক কুমার দত্ত - সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
১১১. জনাব নজিবুর রহমান - প্রাক্তন মুখ্য সচিব
১১২. জনাব ফিরোজা আক্তার - কবি
১১৩. জনাব ফয়েজ আহমেদ ভূইয়া - অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।
১১৪. জনাব বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) সাইদুর রহমান খান, এনডিসি, পিএসসি - সাবেক বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ)।
১১৫. জনাব বেলায়েত হোসেন - সাবেক জেলা ও দায়রা জজ।
১১৬. জনাব মাহাবুব হোসেন - সাবেক অতিরিক্ত আইজিপি।
১১৭. জনাব মিকাইল শিপার - সাবেক সচিব।
১১৮. জনাব মেসবাহুল আলম - সাবেক সিনিয়র সচিব।
১১৯.  জনাব মোঃ আব্দুল মজিদ - সাবেক জেলা ও দায়রা জজ।
১২০. জনাব মোঃ আবু বাকার সিদ্দীকী খান - আইনজীবী।

১২১. জনাব মোঃ আবুল কাশেম - সাবেক যুগ্মসচিব।
১২২. জনাব মোঃ ইউসুফ - অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব।
১২৩. জনাব মোঃ জানিবুল হক - সাবেক অতিরিক্ত সচিব।
১২৪. জনাব মোঃ দলিল উদ্দিন - সদস্য (আইন), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
১২৫. জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ - অবসরপ্রাপ্ত সচিব।
১২৬. জনাব মোঃ মুস্তাফিজুর রহমান - অতিরিক্ত সচিব (অব.)।
১২৭. জনাব মোঃ রাফিউজ্জামান - ট্যুর অপারেটর ও টুরিজম স্কলার।
১২৮. জনাব মোঃ শাহজাহান আলী মোল্লা - সাবেক সচিব, পিএসসি।
১২৯. জনাব মোঃ সিরাজুল ইসলাম - সাবেক সিনিয়র সচিব।
১৩০. জনাব মোস্তাফিজুর রহমান - সাবেক সচিব, বাংলাদেশ সরকারি কর্মকমিশন।
১৩১. জনাব মোস্তফা কামাল - সাবেক সচিব।
১৩২.. জনাব মোস্তাফা কামাল উদ্দিন - সাবেক সিনিয়র সচিব।
১৩৩. জনাব মোহাম্মদ আব্দুল মোবারক -  সাবেক নির্বাচন কমিশনার।
১৩৪.. জনাব মোহাম্মদ আবদুল করিম - সাবেক মুখ্য সচিব।
১৩৫. জনাব মোহাম্মদ আলতাফ হোসেন - সিনিয়র জেলা জজ ও দায়রা জজ।
১৩৬. জনাব মোহাম্মদ জামিল খান - অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
১৩৭. জনাব মোহাম্মদ জসিম উদ্দিন - সভাপতি, এফবিসিসিআই।
১৩৮. জনাব মোহাম্মদ মজিবুর রহমান - ট্যাক্স কনসালটেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেন্সি।
১৩৯. জনাব মোহাম্মদ মজিবর রহমান (মুজিব) - প্রবাসী।
১৪০. জনাব মোহাম্মদ শফিউল আজম - সিনিয়র জেলা ও দায়রা জজ অব.)।

১৪১. জনাব মুহাম্মদ ইকবাল সোবাহান - সাংবাদিক।
১৪২. জনাব মুহাম্মদ মাহফুজুর রহমান - অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।
১৪৩. জনাব মোঃ আকবর হোসেন মৃধা - সিনিয়র জেলা ও দায়রা জজ(অব.)।
১৪৪. জনাব মোঃ আনিছুর রহমান - সিনিয়র সচিব (পিআরএল)।
১৪৫. জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি - সাবেক সচিব।
১৪৬. জনাব মোঃ আনসার আলী খান - সাবেক সচিব।
১৪৭. জনাব মোঃ আফতাব উদ্দিন - জেলা ও দায়রা জজ।
১৪৮. জনাব মোঃ আব্দুল মজিদ - অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ।
১৪৯. জনাব মোঃ আব্দুল হাই - সদস্য সচিব, গ্রামীণব্যাংক অবসরপ্রাপ্ত ঐক্য পরিষদ, চেয়ারম্যান, এইচ এসএবি(আর) লিঃ।
১৫০. জনাব মোঃ আবদুল মোতালিব মিয়া - সেক্রেটারি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিট।
১৫১. জনাব মোঃ আবদুস সামাদ - সাবেক জেলা ও দায়রা জজ।
১৫২. জনাব মোঃ আবুল হাশেম - আইনজীবী।
১৫৩. জনাব মোঃ আমিনুল ইসলাম (বুলু) - আহবায়ক, জনস্বার্থ রক্ষাজাতীয়কমিটি, সভাপতি, বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ীএসোসিয়েশন।
১৫৪. জনাব মোঃ আলমগীর - অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব।
১৫৫. জনাব মোঃ ইকবাল হোসেন - সিএসিসি।
১৫৬. জনাব মোঃ ইদ্রিস মিয়া - সাবেক সচিব।
১৫৭. জনাব মোঃ ওয়াসিউজ্জামান আখন্দ - অবসরপ্রাপ্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিঃ।
১৫৮. জনাব মোঃ কামাল উদ্দিন তালুকদার - সাবেক সচিব।
১৫৯. জনাব মোঃ কুদুস খান - সচিব (অবসরপ্রাপ্ত)।
১৬০. জনাব মোঃ গোলাম মোস্তফা - অ্যাডভোকেট।

১৬১. জনাব মোঃ নূর-উর-রহমান - অবসরপ্রাপ্ত সচিব।
১৬২. জনাব মোঃ নুরুন নবী তালুকদার - অবসরপ্রাপ্ত সচিব।
১৬৩. জনাব মোঃ নুরুল ইসলাম চৌধুরী - আইনজীবী।
১৬৪. জনাব মোঃ নুরুল হুদা - অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ।
১৬৫. জনাব মোঃ মাহবুবর রহমান দুলাল ওরফে সরকার দুলাল মাহবুব --
১৬৬. জনাব মোঃ মঞ্জুর কাদের খান পিপিএম - ডিআইজি (অবঃ)।
১৬৭. জনাব মোঃ শামসুল আরেফিন আরিফ - কনসালটেন্ট, সার্ভিস হোল্ডার।
১৬৮. জনাব মোঃ শাহজাহান মিয়া - অতিরিক্ত সচিব (পিআরএল)।
১৬৯. জনাব মোঃ শহিদুজ্জামান - সিনিয়র সচিব (পিআরএল)।
১৭০. জনাব মোঃ হুমায়ুন খালিদ - সাবেক সচিব।
১৭১. জনাব রওনক মাহমুদ - সাবেক সচিব।
১৭২. জনাব রোকসানা কাদের - অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।
১৭৩. জনাব শ্যামল কান্তি ঘোষ - সাবেক সচিব।
১৭৪. জনাব শামসুন নাহার বেগম - অবসর প্রাপ্ত জেলা জজ।
১৭৫. জনাব শাহাদাৎ হোসেন - এফ সি এ - আই সি বি এর প্রেসিডেন্ট।
১৭৬. জনাব শেখ বশিরউদ্দিন - ব্যবস্থাপনা পরিচালক, আকিজ গ্রুপ।
১৭৭. জনাব স্বপন কুমার সরকার - মানবাধিকারকর্মী।
১৭৮  জনাব সাইদুর রহমান খান - অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল।
১৭৯. জনাব সাঈদ মাহেমেন বকশ (কল্লোল) - অ্যাডভোকেট, আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট।
১৮০. জনাব সাখাওয়াত খান - সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ফাইন্যান্সিং কোম্পানির কান্ট্রি ডিরেক্টর।

১৮১. জনাব সিরাজুল হক খান - সাবেক সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়।
১৮২. জনাব সেলিমা খাতুন - মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী।
১৮৩. জনাব সৈয়দ এনায়েত হোসেন - অবসর প্রাপ্ত জেলা ও দায়রা জজ।
১৮৪. জনাব সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন - সাবেক প্রধান বিচারপতি।
১৮৫. জনাব হেলাল উদ্দিন আহমেদ - অবসর প্রাপ্ত সচিব।
১৮৬. জনাব হেলাল কবির চৌধুরী - এডিটরিয়াল কনসালট্যান্ট।
১৮৭. জনাব হোসেন শহীদ আহমদ - সাবেক সিনিয়র জেলা জজ।
১৮৮. ড. আতিউর রহমান - অর্থনীতিবিদ।
১৮৯. ড. আনোয়ারা বেগম - প্রাক্তন সদস্য পাবলিক সার্ভিস কমিশন।
১৯০. ড. আফরোজা পারভীন - সাবেক যুগ্ম সচিব।
১৯১. ড. আব্দুল্লাহ আল মারুফ - অধ্যাপক, ঢাকা বিশ্বিবদ্যালয়।
১৯২. ড. আহসান মনসুর - বিশিষ্ট অর্থনীতিবিদ।
১৯৩. ড. এ. কে. এম. আখতারুল কবির - এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
১৯৪. ড. এ.কে.এম আবুল কাশেম - সিনিয়র জেলা ও দায়রা জজ।
১৯৫. ড. জ্যোতি প্রকাশ দত্ত - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (এলপিআর)।
১৯৬. ড. জাফর আহমেদ খান - সাবেক সিনিয়র সচিব।
১৯৭. ড. ডালেম চন্দ্র বর্মন --
১৯৮. ড. তাসনিম সিদ্দীকী - অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৯৯. ড. তোফায়েল আহমেদ - স্থানীয় সরকার বিশেষজ্ঞ।
২০০. ড. নাজমা শাহীন -  অধ্যাপক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২০১. ড. নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী - অধ্যক্ষ, মহাখালী দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা বনানী।
২০২. ড. বিনায়ক সেন - মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ।
২০৩. ড. বদিউল আলম মজুমদার - সম্পাদক, সুজন।
২০৪. ড. মিহির কান্তি মজুমদার - সাবেক সচিব।
২০৫. ড. মেঘনা গুহ ঠাকুরতা - শিক্ষক।
২০৬. ড. মোঃ শাহজাহান - অ্যাডভোকেট, সুপ্রীম কোর্ট।
২০৭. ড. মোহাম্মদ আব্দুল মজিদ - সাবেক সচিব ও সাবেক চেয়ারম্যান, এনবিআর।
২০৮. ড. মোহাম্মদ জাকারিয়া - অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।
২০৯. ড. মোহাম্মদ জাকারিয়া - সাবেক সচিব।
২১০. ড. মোহাম্মদ ফরাসউদ্দিন - সাবেক গভর্নর।
২১১. ড. মোহাম্মদ সাদিক - সাবেক চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশন।
২১২. ড. মোঃ আব্দুল আলীম - সিনিয়র পরিচালক,ইলেকশন প্রোগ্রাম, ঢাকা।
২১৩. ড. মোঃ শাজাহান - অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ।
২১৪. ড. মোঃ সুলতান মাহমুদ - প্রো ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক।
২১৫. ড. শাহদীন মালিক - অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
২১৬. ড.সাইফুল ইসলাম দিলদার - মহাসচিব, বাংলাদেশ মানবিধকার কমিশন।
২১৭. ডঃ ফৌজিয়া মোসলেম - প্রেসিডেন্ট, বাংলাদেশ মহিলা পরিষদ।
২১৮. ডা. নাজমুন নাহার - প্রাক্তন শিশু বিশেষজ্ঞ ও মহাপরিচালক, বারডেম হাসপাতাল।
২১৯. ডা. সারোয়ার আলী - সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।
২২০. ডাঃ মোহাম্মদ নাসিমুল ইসলাম - ডাক্তার।

২২১. ডাঃ মোঃ সিরাজ দৌলা - অবসরপ্রাপ্ত যুগ্মসচিব।
২২২. ডি. এইচ. এম. মনিরুদ্দিন - এ্যাডভোকেট।
২২৩. ডাঃ মোঃ শফিকুর রহমান - সাবেক মহাসচিব মেডিক্যাল এসোসিয়েশন।
২২৪. দেওয়ান মোঃ শফিউল্লাহ - জেলা ও দায়রা জজ (অব.)।
২২৫. প্রফেসর ড. আবুল কাশেম ফজলুল হক - সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২২৬. প্রফেসর ড. এস.এম আনোয়ারা বেগম - সাবেক সদস্য, বিপিএসসি।
২২৭. প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুলাহ - সাবেক ভিসি, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
২২৮. প্রফেসর ড. ফরিদা আদিব খানম -  সাবেক সদস্য, পাবলিক সার্ভিস কমিশন।
২২৯. প্রফেসর ডঃ আবদুল আউয়াল - অবসরপ্রাপ্ত অধ্যাপক, সাস্ট।
২৩০. প্রফেসর ড. মনজু - শিক্ষাবিদ ও গবেষক।
২৩১. প্রফেসর নাসরিন আহমেদ - প্রাক্তন ভিসি , ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৩২. প্রশান্ত কুমার দাশ - ব্যাংক নির্বাহী।
২৩৩. প্রফেসর সাদেকা হালিম - সাবেক তথ্য কমিশনার। 
২৩৪. ফৌজিয়া মোসলেম --
২৩৫. বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) সেলিম মাহমুদ চৌধুরী - অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।
২৩৬. বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবীব খান - অবসরপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান (বিটিআরসি)।
২৩৭. বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ রেফায়েত উল্লাহ - সাবেক ডীন, বিউইপি।
২৩৮. বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল আল-আযাহার - আবসরপ্রাপ্ত আর্মি অফিসার।
২৩৯. বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুস সোবহান সাদেক - আবসরপ্রাপ্ত আর্মি অফিসার।
২৪০. বিচারপতি আবু বকর - অবসরপ্রাপ্ত বিচারপতি।
২৪১. বিচারপতি আবু বকর সিদ্দীকী - অবসরপ্রাপ্ত বিচারপতি।
২৪২. বিচারপতি নাজমুন আরা সুলতানা - প্রাক্তন বিচারপতি।
২৪৩. বিচারপতি বোরহান উদ্দিন - প্রাক্তন বিচারপতি।
২৪৪. বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী - সাবেক বিচারপতি।
২৪৫. বিচারপতি মুসা খালেদ - প্রাক্তন বিচারপতি।
২৪৬. বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন - সাবেক বাংলাদেশের প্রধান বিচারপতি।
২৪৭. বিবি রাসেল - ফ্যাশন ডিজাইনার।
২৪৮. বিশ্বাস লুৎফর রহমান - যুগ্ম সচিব (অব.)।
২৪৯. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এস. এম আনোয়ারা বেগম - সাবেক বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
 ২৫০. বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান - উপদেষ্টা সম্পাদক, দৈনিক সমকাল।
২৫১. বীর মুক্তিযোদ্ধা এম আব্দুল মালেক মিয়া - অবসরপ্রাপ্ত সচিব।
২৫২. বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ কবির আহমেদ ভূঞা - প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
 ২৫৩. বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ মাহমুদুল হক, এনডিসি -  ব্রিগেডিয়ার জেনারেল (অব.)।
২৫৪. বীর মুক্তিযোদ্ধা মোঃ আনসার আলী খান - অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।
২৫৫. বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল করিম - সাবেক উপসচিব।
২৫৬. বীর মুক্তিযোদ্ধা মোঃ সরোয়ার হোসেন - সাবেক অতিরিক্ত সচিব।
২৫৭. ভীম চরণ রায় - অতিরিক্ত সচিব (অবঃ)।
২৫৮. মুক্তিযোদ্ধা শমসের কবির চৌধুরী। --
২৫৯. মাজহারুল হক খন্দকার (কায়সার) - জে.ডি.।
২৬০. বিচারপতি কৃষ্ণা দেবনাথ - অবসরপ্রাপ্ত বিচারপতি।

২৬১. মিস রাশিদা সুলতানা - সাবেক জেলা ও দায়রা জজ।
২৬২. মিসেস মনিরা খান - ফেমার সাবেক সভাপতি।
২৬৩. মেজর আবু নাসের মোঃ ইলিয়াস - অবসর প্রাপ্ত মেজর জেনারেল।
২৬৪. মেজর জেনারেল (অব) আ ন ম মুনীরুজ্জামান - নিরাপত্তা বিশ্লেষক।
২৬৫. মেজর জেনারেল (অবঃ) সালেহউজ্জামান - ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি।
২৬৬. মেজর জেনারেল আবু নাছের মোঃ ইলিয়াস (অবঃ) - অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।
২৬৭. মেজর জেনারেল আবদুর বারী। --
২৬৮. মেজর জেনারেল মউনুল ইসলাম - সাবেক চেয়ারম্যান, আরইবি।
২৬৯. মেজর জেনারেল মোঃ মাসুদ রেজওয়ান--
২৭০. মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার।--
২৭১. মেজর জেনারেল রফিকুল ইসলাম। --
২৭২. মেজর জেনারেল সাখাওয়াত হোসেন। --
২৭৩. মেজর জেনারেল হারুনুর রশিদ - সাবেক সেনা প্রধান।
২৭৪. মোঃ আবুল কাসেম - অবসরপ্রাপ্ত যুগ্মসচিব।
২৭৫. মোঃ মোমতাজ উদ্দিন আহমেদ - অবসর প্রাপ্ত বিচারপতি।
২৭৬. মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইঞা - অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব।
২৭৭. মনসুরুল হক চৌধুরী - সাবেক বিচারপতি।
২৭৮. মুশফিকা ইকফাত - সাবেক সচিব।
২৭৯. মোঃ আবদুল মান্নান - সাবেক সচিব।
২৮০. মোঃ গাজী রহমান - সিনিয়র জেলা ও দায়রা জজ।

২৮১. মোঃ জাহাঙ্গীর মোল্লা - অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।
২৮২.মোঃ ফখরুদ্দিন - অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ।
২৮৩. মোঃ ফাইজুর রহমান - অবসরপ্রাপ্ত সচিব।
২৮৪. মোঃ বদরুল ইসলাম - এ্যাডভোকেট, সুপ্রীম কোর্ট।
২৮৫. মোঃ রফিকুল ইসলাম - সাবেক যুগ্ম সেক্রেটারি জেনারেল, এফবিসিসিআই।
২৮৬. মোঃ শামসুল হক - সাবেক জেলা ও দায়রা জজ।
২৮৭. মোঃ শাহ আলম মিয়া - এ্যাডভোকেট।
২৮৮. মোঃ শহীদুজ্জামান - সাবেক সিনিয়র সচিব।
২৮৯. মোঃ সফিকুল ইসলাম - অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ।
২৯০. মোঃ হাবিবুর রহমান - অবসরপ্রাপ্ত আইজিপি।
২৯১. রাশেদা কে চৌধূরী - তত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।
২৯২. রোকেয়া কবীর - নারী নেত্রী।
২৯৩. রোকন উদ-দৌলা - অবসরপ্রাপ্ত অতিঃ সচিব।
২৯৪. লে. জে. মোঃ শফিকুর রহমান - অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।
২৯৫. লেঃ কর্ণেল (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির - বীর প্রতীক।
২৯৬. লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাফরউল্লাহ্ সিদ্দিক - সাবেক ডিজিএমএস, বাংলাদেশ সেনাবাহিনী।
২৯৭. শাইখুল হাদীছ আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফি - অধ্যক্ষ, সোবহানিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম।
২৯৮. শামসুদ্দিন চৌধুরী মানিক - প্রাক্তন বিচারপতি।
২৯৯. শেখ ওয়াহিদুজামান - চেয়ারম্যান, জনতা ব্যাংক।
৩০০. সেলিনা হোসেন - সভাপতি, বাংলা একাডেমি।

৩০১. সৈয়দ মিজানুর রহমান - আইনজীবী।
৩০২. হাজী মোঃ শাহ আলম মিয়া - আইনজীবী।
৩০৩. হেদায়েতুল্লাহ আল মামুন - সিনিয়র সচিব (অবঃ)।
৩০৪. হুমায়ুন কবির - সাবেক রাষ্ট্রদূত।
৩০৫. বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া - সাবেক বিচারপতি।
৩০৬. ড. আবদুল মজিদ - সাবেক সচিব।
৩০৭. বিচারপতি ফরিদ আহমদ - সাবেক বিচারপতি।
৩০৮. মাওলানা মাহমুদুল হাসান - প্রিন্সিপাল, যাত্রাবাড়ি মাদ্রাসা। 
৩০৯. ড. আবদুল লতিফ মাসুম - সাবেক ভাইস-চ্যান্সেলর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩১০. জনাব আসগর আলী - সাবেক জেলা ও দায়রা জজ।
৩১১. মোহাম্মদ শফিউল আলম - সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
৩১২. মোঃ শহিদুল ইসলাম - সাবেক আই. জি. পি।
৩১৩. মোঃ সামসুদৌহা - সাবেক যুগ্মসচিব।
৩১৪. মোঃ সাবেদ-আল-সাদ - সাবেক কমিশনার (কাস্টমস)।
৩১৫. লিনজে রিভেরো - শিক্ষিকা।
৩১৬. এয়ার চীফ মার্শাল (অবঃ) ফখরুল আজম। --
৩১৭. মোঃ সাইফুল ইসলাম সিদ্দিক - সম্পাদক, দৈনিক পূর্ব তারা।
৩১৮. জনাব হাসান মাহমুদ খন্দকার - অবসরপ্রাপ্ত আই. জি. পি।
৩১৯. জনাব মোঃ মহিবুল হক - সাবেক সিনিয়র সচিব।
৩২০. মীর শহীদুল ইসলাম - সাবেক অতিরিক্ত আই. জি. পি।
৩২১. মোঃ নাজিম উদ্দিন চৌধুরী - সাবেক সচিব।
৩২২. মোঃ ফয়জুর রহমান চৌধুরী - সাবেক সচিব।

বিঃ দ্রঃ ১। উপরোক্ত তালিকার নাম বিভিন্ন সংগঠন/ব্যক্তি কর্তৃক প্রস্তাবিত।
১। উপরোক্ত তালিকায় একই ব্যক্তির নামের পুনরাবৃত্তি পরিহারযোগ্য।
২। উল্লিখিত নামের বানান ও পদবির করণিক ত্রুটি সংশোধনযোগ্য।

স্বাক্ষরিত-
শফিউল আজিম
যুগ্মসচিব মন্ত্রিপরিষদ বিভাগ

Share:

পাসপোর্ট সংশোধন করুন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী | Passport Correction by NID

পাসপোর্ট সংশোধন করতে কি কি প্রয়োজন তা এই পোস্টির মাধ্যমে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি নিজেই আপনার পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

How to change/correct my name in MRP Passport/e Passport.
পাসপোর্টে নিজ নাম সংশোধন করতে যে সকল কাগজপত্র প্রয়োজনঃ
১. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/National ID Card/NID Card.

২. জেএসসি/ JSC/Junior School Certificate/জেডিসি/JDC/Junior Dakhil Certificate (Madrasa Board).কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।

৩. এসএসসি/SSC/Secondary School Certificate/Dakhil Certificate./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।

৪. এইচএসসি/HSC/Higher Secondary Certificate./Alim Certificate (Madrasa Board)./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।

যাদের এ ধরনের (JSC/JDC/SSC/Dakhil/HSC/Alim/কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান) সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে।

How to change/correct my date of birth in MRP Passport/e Passport.
পাসপোর্টে জন্ম তারিখ সংশোধন করতে যে সকল কাগজপত্র প্রয়োজনঃ
১. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/National ID Card/NID Card.

২. জেএসসি/ JSC/Junior School Certificate/জেডিসি/JDC/Junior Dakhil Certificate (Madrasa Board).কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।

৩. এসএসসি/SSC/Secondary School Certificate/Dakhil Certificate./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।

৪. এইচএসসি/HSC/Higher Secondary Certificate./Alim Certificate (Madrasa Board)./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।

যাদের এ ধরনের (JSC/JDC/SSC/Dakhil/HSC/Alim/কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান) সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে।

উল্লেখ্য, বয়স পরিবর্তন/সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের ব্যবধান পর্যন্ত সংশোধন করা যাবে।

How to change/correct my father's name in MRP Passport/e Passport.
পাসপোর্টে পিতার নাম সংশোধন করতে যে সকল কাগজপত্র প্রয়োজনঃ
১. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/National ID Card/NID Card.

২. পিতার জাতীয় পরিচয়পত্র/National ID Card. (যদি থাকে)

৩. জেএসসি/ JSC/Junior School Certificate/জেডিসি/JDC/Junior Dakhil Certificate (Madrasa Board).কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।

৪. এসএসসি/SSC/Secondary School Certificate/Dakhil Certificate./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।

৫. এইচএসসি/HSC/Higher Secondary Certificate./Alim Certificate (Madrasa Board)./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।

যাদের এ ধরনের (JSC/JDC/SSC/Dakhil/HSC/Alim/কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান) সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে।

How to change/correct my mother's name in MRP Passport/e Passport.
পাসপোর্টে মাতার নাম সংশোধন করতে যে সকল কাগজপত্র প্রয়োজনঃ
১. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/National ID Card/NID Card.

২. মাতার জাতীয় পরিচয়পত্র/National ID Card. (যদি থাকে)

৩. জেএসসি/ JSC/Junior School Certificate/জেডিসি/JDC/Junior Dakhil Certificate (Madrasa Board).কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।

৪. এসএসসি/SSC/Secondary School Certificate/Dakhil Certificate./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।

৫. এইচএসসি/HSC/Higher Secondary Certificate./Alim Certificate (Madrasa Board)./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।

যাদের এ ধরনের (JSC/JDC/SSC/Dakhil/HSC/Alim/কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান) সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে।

এক নজরে পরিপত্র-০১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সুরক্ষা সেবা বিভাগ
নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ।
www.ssd.gov.bd

স্মারক নং-৫৮.০০.০০০০.০৪৩.৩২.০০৭.১৭ (অংশ).৬৩
তারিখঃ ২৮ এপ্রিল, ২০২১ খ্রিষ্টাব্দ
১৫ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ

পরিপত্র
বিষয়ঃ তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণ।

তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তি সংক্রান্ত নির্দেশনা নিম্নরুপঃ 
০১. পাসপোর্টে নাম (নিজ, পিতা ও মাতা) ও বয়স সংশোধনের জন্য-
i. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/National ID Card/NID.
জেএসসি/ JSC/Junior School Certificate/জেডিসি/JDC/Junior Dakhil Certificate (Madrasa Board).কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান-এর সনদপত্র বিবেচনা করতে হবে।
এসএসসি/SSC/Secondary School Certificate/Dakhil Certificate.কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান-এর সনদপত্র বিবেচনা করতে হবে।
এইচএসসি/HSC/Higher Secondary Certificate./Alim Certificate (Madrasa Board)./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান-এর সনদপত্র বিবেচনা করতে হবে।

ii. যাদের এ ধরনের (JSC/JDC/SSC/Dakhil/HSC/Alim/কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান) সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে।

iii. অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে (যাদের একাডেমিক সনদ নেই শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য) জন্ম নিবন্ধন সনদ বিবেচনা করতে হবে।

iv. প্রয়োজনে স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রদত্ত তথ্য যাচাই করা যেতে পারে।

v. আবেদনে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে।
পাসপোর্ট সংশোধন করার নিয়ম জেনে নিন | e Passport Correction BD
০২. সরকারি চাকুরিজীবীগণ চাকুরিতে প্রবেশের সময় তথ্যাদি জমা দেন বিধায় এ ধরনের তথ্য পরিবর্তনের আবেদন বিবেচনার কোন অবকাশ নেই। তবে সরকারি চাকুরিজীবী যারা চাকুরির পূর্বে পাসপোর্ট গ্রহণ করেছেন, তাদের প্রমাণক পরীক্ষা-নিরীক্ষাপূর্বক তথ্য সংশোধন করা যেতে পারে।

০৩. বিদেশস্থ দূতাবাসে আবেদন করা হলে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশের অবস্থানবসবাসের প্রমাণক, ছবি, নাম এবং বয়স সম্বলিত প্রমাণক যেমন Permanent Resident Card/Job ID Card/Student ID Card/Driving License ইত্যাদি সংযোজন করতে হবে, যা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

০৪. বিদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিকগণ এই পরিপত্র জারির ৬ (ছয়) মাসের মধ্যে তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। তবে যৌক্তিক কারণে এ সময়সীমা ১ (এক) বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংশোধনের আবেদনে ব্যর্থ হলে আর সুযোগ থাকবে না।

০৫. MRP-তে কোন সংশোধনী না থাকলে রি-ইস্যু করার সময় পুলিশ ভেরিফিকেশন আবশ্যক নয়।

০৬. পাসপোর্ট হারিয়ে গেলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী হারানো পাসপোর্টের পুলিশ প্রতিবেদনসহ রি-ইস্যুর আবেদন দাখিল করতে হবে।

০৭. আবেদনকারীকে তথ্য পরিবর্তনের জন্য লিখিত আবেদন করতে হবে এবং হলফনামা প্রদান করতে হবে। ভবিষ্যতে কোন আইনী জটিলতা হলে আবেদনকারী দায়ী থাকবেন এই মর্মে ঘোষণা থাকতে হবে।

০৮. যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পরিপত্র জারি করা হল। উপযুক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল। 

স্বাক্ষরিত
২৮.০৮.২০২১
(মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী) 
অতিরিক্ত সচিব
ফোন:+৮৮০-২-৯৫৭৩৩০৪
Email: addlsi@ssd.gov.bd

বিতরণঃ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) 
০১. সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।
০২. পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) পররাষ্ট্র মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকা।
০৩. সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী ভবন, ৭১-৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা ১০০০।
০৪. সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং-ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭।
০৫. মহাপরিচালক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।
০৬. মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা।
০৭. মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকা।
০৮. রেজিস্ট্রার জেনারেল, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম-মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ, পরিবহন পুল ভবন (৯ম তলা), সচিবালয় লিঙ্ক রোড়, ঢাকা। 
০৯. অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, মালিবাগ, ঢাকা।
১০. প্রকল্প পরিচালক, “ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা” শীর্ষক প্রকল্প, আগারগাঁও, ঢাকা।
১১. যুগ্মসচিব (বহিরাগমন-১ অধিশাখা), সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।
১২. মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।
১৩. সচিব মহোদয়ের একান্ত সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।


এক নজরে পরিপত্র-০২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় 
সুরক্ষা সেবা বিভাগ
নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ। 
www.ssd.gov.bd

স্মারক নং-৫৮.০০.০০০০.০৪৩.৩২.০০২.১৮ (অংশ).২১৭
তারিখঃ ২৪ অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ
০৯ ডিসেম্বর, ২০২১ খ্রিষ্টাব্দ

পরিপত্র
বিষয়ঃ দেশে পাসপোর্ট আবেদনকারীদের এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট প্রদান।
সূত্রঃ ক. সুরক্ষা সেবা বিভাগ এর ৫৮.০০.০০০০.০৪৩.৩২.০০৭.১৭ (অংশ).৬৩
খ. গত ২৩.১১.২০২১ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার রেকর্ড নোট।
তারিখ-২৮ এপ্রিল, ২০২১ খ্রি. এর পরিপত্র।

০১। বাংলাদেশের অভ্যন্তরে পাসপোর্টের জন্য আবেদনকারীদের এনআইডি ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে যথাযথ প্রমাণকের ভিত্তিতে এনআইডিতে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট প্রদান করা যাবে।

০২। এতদ্ব্যতীত পাসপোর্টের জন্য আবেদনকারীদের তথ্য সংশোধনপূর্বক পাসপোর্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণে এ বিভাগের স্মারক নং-৫৮.০০.০০০০.০৪৩.৩২.০০৭.১৭(অংশ).৬৩, তারিখ-২৮ এপ্রিল, ২০২১ খ্রিষ্টাব্দে জারিকৃত পরিপত্র অনুসৃত হবে।

০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

স্বাক্ষরিত
২৮.০৮.২০২১
(মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী) 
অতিরিক্ত সচিব
ফোন:+৮৮০-২-৯৫৭৩৩০৪
Email: addlsi@ssd.gov.bd

বিতরণঃ
০১. মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০২. প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।
০৩. সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। 
০৪. সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকা।
০৫. সচিব, প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী ভবন, ৭১-৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা ১০০০। 
০৬. সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং-ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭।
০৭. মহাপরিচালক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। 
০৮. মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা৷ 
০৯. মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, সেগুনবাগিচা, ঢাকা।
১০. রেজিস্ট্রার জেনারেল, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম-মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ, পরিবহন পুল ভবন (৯ম  তলা), সচিবালয় লিঙ্ক রোড, ঢাকা৷
১১. অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, মালিবাগ, ঢাকা। 
১২. প্রকল্প পরিচালক, “ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রন ব্যবস্থাপনা” শীর্ষক প্রকল্প, আগারগাঁও, ঢাকা।
১৩. যুগ্মসচিব (বহিরাগমন-১ অধিশাখা), সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।

Passport Correction Poripotro
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত
পরিপত্র
official pdf version


Share: