৯ম-১০ম শ্রেণির ইসলাম শিক্ষা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ইসলাম ও নৈতিক শিক্ষা
অধ্যায়-০৩
Class 9-10 Islam Shikkha Guide and SSC Exam Preparation
Islam and Moral Studies Chapter-03
Islam & Moral Studies
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ইসলামের চতুর্থ স্তম্ভ কোনটি?
[ক] সালাত
[খ] যাকাত
✅ সাওম
[ঘ] হজ
২. ‘যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়।’ অত্র আয়াত কোন বিষয়টি নির্দেশ করে?
[ক] হজ করা
[খ] দান করা
✅ যাকাত আদায়
[ঘ] সাহায্য করা
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বেলাল সাহেব বাংলাদেশ থেকে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করেন। হজের সকল বিধি-বিধান সুষ্ঠুভাবে পালন করলেও অসুস্থতার কারণে তাওয়াফে যিয়ারত করতে পারেননি।
৩. বেলাল সাহেব হজের কোন বিধানটি পালনে অপারগ হয়েছেন?
[ক] মুস্তাহাব
[খ] সুন্নত
[গ] ওয়াজিব
✅ ফরজ
৪. এমতাবস্থায় বেলাল সাহেবের করণীয় কী?
✅ পুনরায় হজ করা
[খ] দম প্রদান করা
[গ] সামর্থ্য থাকলে পুনরায় হজ করা
[ঘ] আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা
বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘রোজা’ কোন ভাষার শব্দ? [সকল বোর্ড ’১৬]
[ক] আরবি
[খ] উর্দু
[গ] হিন্দি
✅ ফার্সি
২. ইসলামের দৃষ্টিতে জিহাদ কত প্রকার? [সকল বোর্ড ’১৬]
✅ তিন
[খ] পাঁচ
[গ] সাত
[ঘ] দশ
৩. ‘কাতিবে ওহি’ কতজন? [সকল বোর্ড ’১৬]
[ক] ২৫
✅ ৪০
[গ] ৪২
[ঘ] ৪৫
৪. মানুষের প্রতি মানুষের অধিকারকে কতভাগে ভাগ করা যায়? [সকল বোর্ড ’১৬]
[ক] পাঁচ
[খ] ছয়
[গ] সাত
✅ আট
৫. যায়েদ এমন একটি ইবাদাত পালন করে যার মাধ্যমে সে গরিব দুঃখী মানুষের ক্ষুধার-যন্ত্রণা উপলব্ধি করতে পারে। উক্ত ইবাদাতটি হলো- [সকল বোর্ড ’১৬]
[ক] সালাত
✅ সাওম
[গ] যাকাত
[ঘ] হজ
৬. “জিন ও মানবজাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।”- আয়াতখানা পবিত্র কুরআনের কোন সূরা থেকে নেওয়া হয়েছে? [সকল বোর্ড ’১৫]
✅ আয-যারিয়াত
[খ] আল-হাশর
[গ] আল-জুমুআহ
[ঘ] আল-বায়্যিনাহ
৭. শারীরিক সামর্থ্য থাকার পরও হাসান সাহেব রমযানের রোযা পালন করতে অস্বীকার করেন। তার কাজটি কিরূপ? [সকল বোর্ড ’১৫]
[ক] শিরক
✅ কুফর
[গ] নিফাক
[ঘ] যুলুম
৮. আল্লামা ওয়াকি (র)-এর মতে একজন ভালো ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য কোনটি? [সকল বোর্ড ’১৫]
[ক] বুঝে শুনে মুখস্থ করা
[খ] লজ্জাশীল ও বিনীত হওয়া
✅ সকল পাপ কাজ বর্জন করা
[ঘ] পাঠ তৈরি করে শ্রেণিতে যাওয়া
৯. হজের ফরজ কয়টি? [সকল বোর্ড ’১৫]
✅ তিন
[খ] চার
[গ] পাঁচ
[ঘ] ছয়
১০. কে দশ বছর রাসুলুল্লাহ (স)-এর খেদমত করেছেন? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] হযরত আবু বকর (রা)
[খ] হযরত উমর (রা)
[গ] হযরত আলি (রা)
✅ হযরত আনাস (রা)
১১. ‘এ মাস সহানুভূতির মাস’- এটি আছে- [আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] বুখারি ও মুসলিমে
[খ] তিরমিযিতে
✅ ইবনে খুযায়মায়
[ঘ] ইবনে হিব্বানে
১২. কোনো মুসলমান যাকাত না দিলে সে আর কী থাকতে পারে না? [আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
✅ মুসলমান
[খ] পরিপূর্ণ মুসলমান
[গ] পরহেজগার
[ঘ] সচ্চরিত্রবান
১৩. ইসলামের কোন রুকন সম্পর্কে কুরআনুল কারিমের এক পূর্ণ সূরা নাজিল হয়েছে? [আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] সালাত
[খ] সাওম
[গ] যাকাত
✅ হজ
১৪. ‘তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন’- এটি কোন সূরার আয়াত? [আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
✅ সূরা আল-মুজাদালা
[খ] সূরা আত-তাওবা
[গ] সূরা আন-নিসা
[ঘ] সূরা আল-বাকারা
১৫. কারা নবিদের উত্তরাধিকারী- [গভ. ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকা]
✅ আলিমগণ
[খ] শহিদগণ
[গ] শাসকগণ
[ঘ] শিক্ষকগণ
১৬. আল্লাহ ও রাসুল (স)-এর নির্দেশিত পথ ও মত অনুসরণ করে মুসলমানদের সকল কার্যই কিসের শামিল? [মাইলস্টোন কলেজ, ঢাকা]
[ক] জিহাদের
[খ] সংগ্রামের
✅ ইবাদতের
[ঘ] উত্তম আখলাকের
১৭. আল্লাহর হক আদায় করতে হলে আমাদের কয়টি কাজ করতে হবে? [খুলনা জিলা স্কুল]
✅ তিন
[খ] চার
[গ] পাঁচ
[ঘ] ছয়
১৮. দৈনন্দিন জীবনে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলাকে কী বলে? [বগুড়া জিলা স্কুল]
✅ ইবাদত
[খ] ইমান
[গ] শরিয়ত
[ঘ] ইখলাস
১৯. ইলম কোন ভাষার শব্দ? [বগুড়া জিলা স্কুল]
[ক] আরবি
[খ] ফারসি
[গ] উর্দু
[ঘ] তামির
২০. ইসলামের মূল ভিত্তি কয়টি? [নওগাঁ জিলা স্কুল]
[ক] আট
✅ পাঁচ
[গ] ছয়
[ঘ] সাত
২১. মানুষের প্রতি হক বা অধিকারকে প্রথমত কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে? [সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা]
[ক] ৭
✅ ৮
[গ] ৯
[ঘ] ১০
২২. কাদেরকে শ্রদ্ধা করা ইবাদতের শামিল? [সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা]
[ক] বয়োজ্যেষ্ঠ
✅ শিক্ষক
[গ] আত্মীয়
[ঘ] প্রতিবেশী
২৩. মুসলমানদের জীবনে হজ কতবার ফরজ? [সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা]
✅ এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার
২৪. রহমত সাহেব যাকাত না দিলে কী ধরনের অপরাধ করবেন? [পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ গরীবের হক নষ্ট করবেন
[খ] মানবাধিকার লঙ্ঘন করবেন
[গ] অন্যায় করবেন
[ঘ] কার্পণ্য করবেন
২৫. জাতির মেরুদণ্ড কী? [পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর]
[ক] অর্থনীতি
[খ] আইনশৃঙ্খলা
✅ শিক্ষা
[ঘ] চিকিৎসা
২৬. আল্লাহর হক আদায় করতে আমাদের কয়টি কাজ করতে হবে? [পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর]
[ক] ২টি
[খ] ১টি
[গ] ৩টি
✅ ৪টি
২৭. ৯ই জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা হজের- [পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর]
✅ ফরজ
[খ] ওয়াজিব
[গ] সুন্নাত
[ঘ] মুস্তাহাব
২৮. জিহাদ কয় প্রকার? [বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
২৯. কারা ইসলামের জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তি? [ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] মুমিন
[খ] গাজী
✅ শহিদ
[ঘ] মুজাহিদ
৩০. ‘আলম এ বৎসর ৪০ হাজার টাকা যাকাত দিয়েছে” তার যাকাতাযোগ্য মূলধন কত? [ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
[ক] ১০০ লক্ষ টাকা
[খ] ১২ লক্ষ টাকা
✅ ১৬ লক্ষ টাকা
[ঘ] ২০ লক্ষ টাকা
৩১. ‘সাওম ঢালস্বরূপ’- কে বলেছেন? [ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
[ক] আল্লাহ
✅ মহানবি
[গ] আরবি প্রবন্ধ
[ঘ] জ্ঞানীদের কথা
৩২. কোন ইবাদত প্রতি মুহূর্তে মানুষকে ভুলভ্রান্তির কথা মনে করিয়ে দেয়? [সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, রাজশাহী]
✅ সালাত
[খ] সাওম
[গ] যাকাত
[ঘ] হজ
৩৩. ইসলামে জিহাদের কথা বলা হয়েছে কেন? [নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা]
[ক] আদল প্রতিষ্ঠা করার জন্য
[খ] অত্যাচারীকে দমন করার জন্য
✅ সামগ্রিকভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য
[ঘ] সমাজ থেকে অন্যায় মুছে ফেলার জন্য
৩৪. “ইন্নাস্ সালাতা তানহা আনিল ফাহশায়ি ওয়াল মুনকার” এ আয়াত দ্বারা কোন ইবাদতের গুরুত্ব বোঝানো হয়েছে? [ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট]
✅ সালাত
[খ] সাওম
[গ] হজ
[ঘ] যাকাত
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৫. কাদের বিরুদ্ধে জিহাদকে ‘জিহাদে বাতিনী’ বলা হয়? [সকল বোর্ড ’১৬]
i. কাফিরদের
ii. শয়তানের
iii. কৃপ্রবৃত্তির
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৩৬. রফিক একজন আদর্শ শিক্ষার্থী। তার বৈশিষ্ট্য হলো- [সকল বোর্ড ’১৬]
i. না বুঝে সবকিছু মুখস্থ করা
ii. সুশঙ্খল জীবন-যাপনে অভ্যস্ত হওয়া
iii. জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৩৭. পৃথিবীতে সবচেয়ে সম্মান ও মর্যাদার পেশা- [সকল বোর্ড ’১৬]
i. শিক্ষকতা
ii. প্রকৌশলী
iii. ব্যবসা-বাণিজ্য
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৩৮. সালাত আমাদেরকে উদ্বুদ্ধ করে- [আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
i. সময়ের গুরুত্ব, শৃঙ্খলাবোধ
ii. নেতার অনুসরণ
iii. নিয়মতান্ত্রিক ও পরিচ্ছন্ন জীবনযাপনে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৯. কতক্ষণ জিহাদ করতে হবে? [পাবনা জিলা স্কুল]
i. ফিতনা-ফাসাদ ও অশান্তি চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত
ii. দ্বীন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত
iii. যতক্ষণ ফিতনা-ফাসাদ না হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪০. জিহাদে বাতেনি বলতে বোঝায়- [বগুড়া জিলা স্কুল]
i. কাফিরদের বিরুদ্ধে জিহাদ
ii. শয়তানের বিরুদ্ধে জিহাদ
iii. কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] iii
৪১. যাকাত দানের উদ্দেশ্য- [ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
ii. গরিবের অবস্থার পরিবর্তন করা
iii. সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪২. মুযদালিফায় পড়বে- [ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. মাগরিব
ii. এশা
iii. যোহর ও আসর
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] iii
[ঘ] i ও iii
৪৩. ইসলামের দৃষ্টিতে সঠিক নিয়মে যাকাত আদায় না করার কারণে জনাব মিছির আলি- [নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা]
i. আল্লাহর আইন অমান্য করেছেন
ii. গরিব দুঃখীদের হক নষ্ট করেছেন
iii. নিচের মূলধন ঠিক রেখেছেন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৪ ও ৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ‘ম’ হজ পালন করতে গিয়ে শারীরিক অক্ষমতার কারণে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ে সাঈ (দৌড়ানো) করতে পারেননি।
৪৪. জনাব ‘ম’ হজের কোন বিধানটি পালন করেননি? [সকল বোর্ড ’১৬]
[ক] ফরয
✅ ওয়াজিব
[গ] সুন্নত
[ঘ] মুস্তাহাব
৪৫. জনাব ‘ম’ কিভাবে তাঁর কাফফারা দিবেন?
[ক] মাথা কামিয়ে
[খ] বিদায় তাওয়াফ করে
[গ] গরিবদের দান-খয়রাত করে
✅ দম দিয়ে
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
জনৈক সাংবাদিক তার পত্রিকায় সত্য ও ন্যায়ের পক্ষে এবং অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লিখে মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করছেন। [সকল বোর্ড ’১৫]
৪৬. সাংবাদিকের এরূপ প্রচেষ্টা হলো-
i. জ্ঞানের জিহাদ
ii. লেখনীর জিহাদ
iii. অস্ত্রের জিহাদ
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
৪৭. এরূপ প্রচেষ্টার মাধ্যমে উক্ত সাংবাদিক পালন করেছেন-
✅ ফরজ
[খ] ওয়াজিব
[গ] সুন্নত
[ঘ] নফল
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৮ ও ৪৯নং প্রশ্নের উত্তর দাও :
বর্তমানে বিশ্বের কিছু ক্ষমতাধর রাষ্ট্র তাদের ক্ষমতার দাপট দেখিয়ে ইসলামি রাষ্ট্রগুলো ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন আতঙ্ক সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করছে। [খুলনা জিলা স্কুল]
৪৮. রাষ্ট্রগুলোর এ ধরনের আচরণকে বলা যায়-
[ক] জিহাদ
✅ সন্ত্রাসবাদ
[গ] ট্যুরিজম
[ঘ] ফ্যাসিবাদ
৪৯. তাদের এ ধরনের কাজের উদ্দেশ্য হলো-
i. ক্ষমতা দখল
ii. সম্পদ অর্জন
iii. নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও :
গফুর সাহেব একজন ধনী ব্যক্তি। টাকার গরমে তিনি পাশের বাড়ির লোকদের সাথে খারাপ ব্যবহার করেন। [বরিশাল জিলা স্কুল]
৫০. গফুর সাহেব এ আচরণের মাধ্যমে লঙ্ঘন করেছেন-
✅ প্রতিবেশীর অধিকার
[খ] মুসলামনদের অধিকার
[গ] আল্লাহর অধিকার
[ঘ] আত্মীয়দের অধিকার
৫১. পরকালে গফুর সাহেবের পরিণতি হবে-
[ক] জান্নাত
[খ] পুরস্কার
[গ] আরাফ
✅ জাহান্নাম
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-১ : ইবাদত 📚 বোর্ড বই, পৃষ্ঠা ৮৬
✍️ ইবাদত শব্দের অর্থ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | আনুগত্য করা।
✍️ আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করা SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | আল্লাহর হক।
✍️ আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকারকে বলা হয় SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | হাক্কুল্লাহ।
✍️ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ইবাদতের জন্য।
✍️ ইবাদতের মূল উদ্দেশ্যই হলো SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | আল্লাহর সন্তুষ্টি।
✍️ মানুষের প্রতি মানুষের অধিকার SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ৮ প্রকার।
✍️ আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করা SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | আমাদের কর্তব্য।
✍️ মানুষের প্রতি সহানুভূতি ও দায়িত্বই হলো SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | হাক্কুল ইবাদ।
✍️ এক মুসলিমের ওপর অপর মুসলিমের রয়েছে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ছয়টি অধিকার।
✍️ ইসলামে মানবাধিকারের প্রতি SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
✍️ মানুষ- সামাজিক জীব।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫২. কিসের মাধ্যমে আল্লাহর আনুগত্য ও দাসত্ব প্রকাশ করা হয়? (জ্ঞান)
[ক] দানের মাধ্যমে
✅ ইবাদতের মাধ্যমে
[গ] সদকার মাধ্যমে
[ঘ] সালাম দেওয়ার মাধ্যমে
৫৩. আমরা সবসময় আল্লাহর আনুগত্য ও দাসত্ব প্রকাশ করব কী কারণে? (উচ্চতর দক্ষতা)
✅ সর্বশ্রেষ্ঠ জীব বলে
[খ] নামায ফরজ করা হয়েছে বলে
[গ] বিবেক-বুদ্ধি আছে বলে
[ঘ] আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছি বলে
৫৪. মালেক মহান আল্লাহর আনুগত্য ও দাসত্ব প্রকাশ করতে চায়। এজন্য তার কী করা উচিত? (প্রয়োগ)
[ক] ওযু করা
[খ] দান করা
✅ ইবাদত করা
[ঘ] তাবলিগ করা
৫৫. কিসের মধ্যে মানুষের কল্যাণ নিহিত রয়েছে? (জ্ঞান)
✅ ইবাদতের মধ্যে
[খ] ব্যবসার মধ্যে
[গ] সাওমের মধ্যে
[ঘ] জিহাদের মধ্যে
৫৬. ইবাদত কী শব্দ? (জ্ঞান)
✅ আরবি
[খ] ফারসি
[গ] বাংলা
[ঘ] উর্দু
৫৭. জনাব কাইয়ুম দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তায়ালার বিধিবিধান মেনে চলেন। ইসলামের পরিভাষায় একে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] সহনশীলতা
[খ] নৈতিকতা
✅ ইবাদত
[ঘ] ভ্রাতৃত্ববোধ
৫৮. ইবাদত বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] নবির বিধান মেনে চলা
✅ আল্লাহর বিধান মেনে চলা
[গ] রাসুলের বিধান মেনে চলা
[ঘ] ফেরেশতার বিধান মেনে চলা
৫৯. আমরা কার বান্দা? (জ্ঞান)
[ক] নবির
[খ] রাসুলের
✅ আল্লাহর
[ঘ] ফেরেশতার
৬০. জিন ও মানবজাতিকে সৃষ্টি করা হয়েছে কেন? (অনুধাবন)
[ক] ফেৎনা ফাসাদ করার জন্য
[খ] শিক্ষা অর্জনের জন্য
✅ ইবাদত করার জন্য
[ঘ] ব্যবসা-বাণিজ্য করার জন্য
৬১. জনাব হুমায়ুন সব সময় নিজেকে ইবাদতে ব্যাপৃত রাখেন। তার এ কাজের উদ্দেশ্য কী? (উচ্চতর দক্ষতা)
[ক] পিতামাতার সন্তুষ্টি
✅ আল্লাহর সন্তুষ্টি অর্জন
[গ] নবি-রাসুলগণের সন্তুষ্টি অর্জন
[ঘ] সমাজে ভালো-মানুষ হিসেবে পরিচিতি পাওয়া
৬২. জিয়াদ নিয়মিত ইবাদত করে। কীভাবে ইবাদত করলে তার ইবাদত কবুল হবে? (প্রয়োগ)
✅ একনিষ্ঠভাবে আল্লাহর জন্য
[খ] একনিষ্ঠভাবে নবির জন্য
[গ] একনিষ্ঠভাবে ফেরেশতাদের জন্য
[ঘ] সমাজের মানুষের সন্তুষ্টির জন্য
৬৩. যে ইবাদত আল্লাহ কবুল করেন- (অনুধাবন)
[ক] জাঁকজমক
✅ একনিষ্ঠ
[গ] অশুদ্ধ
[ঘ] ব্যয়বহুল
৬৪. জনাব করিম আল্লাহর সন্তুষ্টির জন্য সারারাত মসজিদে নফল নামায আদায় করেছেন। তার কাজটি কী? (প্রয়োগ)
✅ ইবাদত
[খ] তাওয়াক্কুল
[গ] তাওয়া
[ঘ] আকাইদ
৬৫. ইবাদতের পদ্ধতি ও নিয়মকানুন শিক্ষা দেন কে? (অনুধাবন)
✅ নবি-রাসুল
[খ] ফেরেশতারা
[গ] শরিয়ত
[ঘ] আখিরাত
৬৬. জনাব হামিদুল হক নিয়মিত আল্লাহর ইবাদত করে থাকেন। এর ফলে তিনি কী লাভ করবেন? (উচ্চতর দক্ষতা)
[ক] রাসুলের সন্তুষ্টি
✅ আল্লাহর সন্তষ্টি
[গ] সামাজিক মর্যাদা
[ঘ] পিতামাতার সন্তুষ্টি
৬৭. তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তা দ্বারা দেখে না, তাদের কর্ণ আছে তা দ্বারা শুনে না; এরা পশুর ন্যায়। বরং অধিক নিকৃষ্ট; তারা অচেতন। এর মর্মার্থ কী? (উচ্চতর দক্ষতা)
✅ ইবাদত থেকে বিমুখ
[খ] বিবেক-বুদ্ধি শূন্য
[গ] চতুষ্পদ জন্তু
[ঘ] চতুষ্পদ জন্তুর চেয়ে অধম
৬৮. কারা আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করবে? (জ্ঞান)
✅ মানুষ
[খ] জিন
[গ] ফেরেশতা
[ঘ] নবি-রাসুলগণ
৬৯. সালাত আদায়ের পর কোথায় ছড়িয়ে পড়তে হয়? (জ্ঞান)
[ক] আকাশে
[খ] বাতাসে
✅ জমিনে
[ঘ] পৃথিবীতে
৭০. সূরা জুমুআর কত নং আয়াতে আল্লাহ মানুষকে কাজের সন্ধানে ব্যাপৃত হতে বলেছেন? (জ্ঞান)
[ক] ৬
[খ] ৮
✅ ১০
[ঘ] ১২
৭১. ইবাদত কয় প্রকার? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৭২. আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে কী বলে? (অনুধাবন)
✅ হাক্কুল্লাহ
[খ] হাক্কুল ইবাদ
[গ] সালাত
[ঘ] সাওম
৭৩. আরিফুল ইসলাম একজন বিশিষ্ট সমাজসেবক, কিন্তু নামায-রোযার ব্যাপারে তার মধ্যে উদাসীনতা পরিলক্ষিত হয়। তিনি কোনটি লঙ্ঘন করেছেন? (প্রয়োগ)
[ক] বান্দার হক
[খ] সমাজের হক
✅ আল্লাহর হক
[ঘ] রাষ্ট্রের হক
৭৪. সাওম কোন ধরনের ইবাদত? (অনুধাবন)
✅ হাক্কুল্লাহ
[খ] হাক্কুল ইবাদ
[গ] হাক্কুল মুসলিম
[ঘ] হাক্কুল অতান
৭৫. আসমা বেগম এবার হজে গিয়ে নিজেকে পবিত্র ও পরিশুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার এ কাজে- (প্রয়োগ)
[ক] বান্দার হক আদায় হবে
✅ আল্লাহর হক আদায় হবে
[গ] মক্কা শরিফের হক আদায় হবে
[ঘ] কুরবানি করার সওয়াব লেখা হবে
৭৬. হাক্কুল ইবাদের অর্থ কী? (জ্ঞান)
[ক] আল্লাহর হক
✅ বান্দার হক
[গ] মুসলমানদের হক
[ঘ] অমুসলিমদের হক
৭৭. বান্দার সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে কী বলে? (অনুধাবন)
✅ হাক্কুল ইবাদ
[খ] হাক্কুল্লাহ
[গ] দাসত্ব
[ঘ] আল্লাহর হক
৭৮. জয়নাল একজন পরহেজগার ব্যক্তি। কিন্তু সে তাঁর প্রতিবেশীর কোনো খোঁজখবর রাখে না। তার দ্বারা কোনটি লঙ্ঘিত হয়েছে? (প্রয়োগ)
✅ বান্দার হক
[খ] আল্লাহর হক
[গ] পিতামাতার হক
[ঘ] রাষ্ট্রের হক
৭৯. লামিয়া সবসময় তার বয়োজ্যেষ্ঠদের সালাম দেয় এবং ক্লাসে অভাবী বন্ধুদের সহযোগিতা করার চেষ্টা করে। লামিয়ার কাজটিতে কী প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
[ক] আল্লাহ প্রতি হক আদায়
✅ মানুষের প্রতি কর্তব্য পালন
[গ] স্কুলের প্রতি দায়িত্ব পালন
[ঘ] অমুসলিমদের প্রতি কর্তব্য পালন
৮০. রোমান মজলুমকে সাহায্য করে। এতে রোমানের চরিত্রে ইসলামের কোন হকটি প্রকাশ পায়? (প্রয়োগ)
[ক] হাক্কুল্লাহ
✅ হাক্কুল ইবাদ
[গ] আল্লাহর হক
[ঘ] ফেরেশতাদের হক
৮১. নিচের কোনটি হাক্কুল ইবাদ? (জ্ঞান)
[ক] সাওম পালন করা
[খ] সালাত কায়েম করা
✅ জানাযায় অংশ নেওয়া
[ঘ] জিহাদ করা
৮২. এক মুসলিমের উপর অপর মুসলিমের কয়টি হক রয়েছে? (জ্ঞান)
✅ ৬
[খ] ৭
[গ] ৮
[ঘ] ৯
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৩. সালাত আদায় করার পর জমিনে ছড়িয়ে পড়বে। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. আল্লাহর অনুগ্রহ সন্ধানে ব্যাপৃত হবে
ii. কৃষি কাজে মনোনিবেশ করবে
iii. যাতে তোমরা সফলকাম হও
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৪. মানবাধিকারের লঙ্ঘন- (প্রয়োগ)
i. সালাত আদায় না করা
ii. স্ত্রীর অধিকার আদায়ে অনীহা
iii. সন্তান-সন্তুতির হক আদায় না করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৫. ইবাদত অর্থ- (অনুধাবন)
i. বিনয় প্রকাশ করা
ii. নমনীয় হওয়া
iii. সংকল্প করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৬. হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. সালাত কায়েম করা
ii. মজলুমকে সাহায্য করা
iii. হাঁচির জবাব দেওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[গ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৭. আরিফুর রহমান আল্লাহর হক যথাযথভাবে আদায় করছেন। তিনি এ হক আদায় করছেন- (প্রয়োগ)
i. রমযানের রোযা রাখার মাধ্যমে
ii. যাকাত প্রদানের মাধ্যমে
iii. নিয়মিত নামায় আদায়ের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৮. জারিফ একজন খাঁটি মুসলমান। সে তার মুসলিম ভাইদের প্রতি হক আদায় করছে। সে এ হক আদায় করছে- (জ্ঞান)
i. জানাযায় অংশ নিয়ে
ii. মজলুমকে সাহায্য করে
iii. মুসলমানদের মহাসম্মেলনে অংশ নিয়ে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৯. সিদ্দিকুর রহমান আল্লাহ ও রাসুল (স)-এর নির্দেশিত পথে চলাফেরা করেন। তিনি যে কাজগুলো যথাযথভাবে করবেন- (প্রয়োগ)
i. নিয়মিত নামায আদায়
ii. পিতামাতার সাথে সদ্ব্যবহার
iii. যেকোনো পন্থায় টাকা উপার্জন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯০. মহান আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ ইবাদত করবে- (উচ্চতর দক্ষতা)
i. আল্লাহ নির্দেশিত পথে
ii. রাসুল (স) নির্দেশিত পথে
iii. হযরত আদম (আ) নির্দেশিত পথে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯১. ইসলাম সাহেব একজন সামাজিক মানুষ। সুতরাং তার কর্তব্য- (উচ্চতর দক্ষতা)
i. প্রতিবেশীর বিপদে সাহায্য করা
ii. মসজিদে গিয়ে নামায পড়া
iii. দাওয়াত কবুল করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯২. ইসলাম বান্দার হকের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. ইসলাম শান্তির ধর্ম
ii. ইসলাম মানবাধিকারে বিশ্বাস করে
iii. ইসলাম ধনী-গরিবের পার্থক্যকে স্পষ্ট করে দিয়েছে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও :
বাবুল সাহেব একজন ইমানদার ব্যক্তি। তিনি সবসময় বিপদে-আপদে মানুষকে সাহায্য করেন।
৯৩. বাবুল সাহেবের কাজটি কিসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] হাক্কুল্লাহ
✅ হাক্কুল ইবাদ
[গ] হাক্কুল ইয়াকিন
[ঘ] হাক্কুল ওয়ালিদাইন
৯৪. বাবুল সাহেবের এ কাজের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. জান্নাতে যাওয়ার পথ সুগম হবে
ii. বান্দার হক আদায় হবে
iii. ধনসম্পদ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৫ ও ৯৬নং প্রশ্নের উত্তর দাও :
কামরুল সাহেব একজন প্রভাবশালী ব্যক্তি। টাকার অহংকারে তিনি পাশের বাসার লোকদের সাথে দুর্ব্যবহার করেন।
৯৫. পরকালে কামরুল সাহেবের পরিণতি হবে- (প্রয়োগ)
✅ জাহান্নাম
[খ] হাশর
[গ] আরাফ
[ঘ] জান্নাত
৯৬. কামরুল সাহেব তার আচরণের মাধ্যমে লঙ্ঘন করেছেন- (উচ্চতর দক্ষতা)
i. প্রতিবেশীর অধিকার
ii. হাক্কুল ইবাদ
iii. আত্মীয়ের অধিকার
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও :
মনির প্রায়ই রফিকের বিনা অনুমতিতে তার বাগানে প্রবেশ করে ফলফলাদি খেয়ে থাকে। ফলে রফিক মনিরকে বলে, তুমি কি সত্যিকারের মুসলিম?
৯৭. মনির হক নষ্ট করল- (উচ্চতর দক্ষতা)
i. আল্লাহর
ii. বান্দার
iii. প্রতিবেশীর
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ ii ও iii
৯৮. “তুমি কি সত্যিকারের মুসলিম”-রফিক মনিরকে একথা বলার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. অনুমতি ছাড়া বাগানে প্রবেশ করা
ii. বিনা অনুমতিতে ফলফলাদি খাওয়া
iii. প্রতিবেশীর হক নষ্ট করা
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-২ : সালাত 📚 বোর্ড বই, পৃষ্ঠা ৮৯
✍️ নামায শব্দের অর্থ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ক্ষমা প্রার্থনা করা।
✍️ কিয়ামতের দিন মহান আল্লাহ সর্বপ্রথম হিসাব নিবেন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সালাতের।
✍️ একজন মুমিনের জন্য সালাতের গুরুত্ব SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অপরিসীম।
✍️ ইসলামের স্তম্ভ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ৫টি।
✍️ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সালাত।
✍️ ইমান ও কুফরেরর মধ্যে পার্থক্যকারী SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সালাত।
✍️ শরিয়তের অনুমোদিত কারণ ব্যতিত কখনোই ত্যাগ করা যাবে না SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সালাত।
✍️ সামাজিক বন্ধন সুদৃঢ় হয় SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সালাতের দ্বারা।
✍️ আমাদেরকে সময়ের গুরুত্ব ও শৃঙ্খলাবোধ শিক্ষা দেয় SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সালাত।
✍️ ফজর, যোহর, আসর, মাগরিব ও ইশা হলো SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ৫ ওয়াক্ত সালাতের নাম।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৯. সালাত কী শব্দ? (জ্ঞান)
✅ আরবি
[খ] ফারসি
[গ] উর্দু
[ঘ] হিন্দি
১০০. ‘সালাত’ এর ফার্সি প্রতিশব্দ কী? (জ্ঞান)
[ক] iহমত
✅ নামায
[গ] সাদিক
[ঘ] তাসবিহ
১০১. ইসলামের কয়টি রুকন? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬
১০২. সালাত ইসলামের কততম রুকন? (জ্ঞান)
[ক] ১ম
✅ ২য়
[গ] ৩য়
[ঘ] ৪র্থ
১০৩. কোনটি ইসলামের রুকন নয়? (জ্ঞান)
[ক] সাওম
✅ জিহাদ
[গ] সালাত
[ঘ] যাকাত
১০৪. কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? (জ্ঞান)
✅ সালাতের
[খ] সাওমের
[গ] যাকাতের
[ঘ] হজের
১০৫. সালাত আদায় করা কী? (জ্ঞান)
[ক] সুন্নত
✅ ফরজ
[গ] ওয়াজিব
[ঘ] মুস্তাহাব
১০৬. নিয়মিত সালাত আদায় মানুষকে কোন কাজে সহায়তা করে? (অনুধাবন)
✅ খারাপ কাজ থেকে দূরে থাকতে
[খ] পড়াশুনা করতে
[গ] সম্পদ উপার্জনে
[ঘ] সম্মান লাভে
১০৭. আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের সর্বোত্তম পন্থা কোনটি? (জ্ঞান)
[ক] জিহাদ
[খ] যাকাত
[গ] হজ
✅ সালাত
১০৮. মান্নান আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। এজন্য তার কী করা উচিত? (প্রয়োগ)
[ক] যাকাত দেওয়া
✅ সালাত আদায় করা
[গ] সাওম পালন করা
[ঘ] হজ করা
১০৯. সালাত মুমিনের- (অনুধাবন)
[ক] দোয়া
[খ] বাগান
✅ মিরাজ
[ঘ] জান্নাত
১১০. জীবন ইমান মজবুত ও আত্মশুদ্ধি অর্জন করতে চায়। এজন্য তার কী করা উচিত? (প্রয়োগ)
✅ সালাত আদায় করা
[খ] জিহাদ করা
[গ] দান করা
[ঘ] যাকাত দেওয়া
১১১. কিয়ামতের দিন সালাত আমাদের জন্য নূর হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের কর্তব্য- (উচ্চতর দক্ষতা)
[ক] মসজিদে গিয়ে সালাত আদায় করা
✅ মনোযোগ সহকারে সালাত আদায় করা
[গ] রুকুকারীদের সাথে রুকু করা
[ঘ] রাগ জেগে সালাত আদায় করা
১১২. মাহিন নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত জামাআতের সাথে আদায় করে। এর ফলাফল কী হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] তার সামাজিক মর্যাদা বাড়বে
[খ] সে নামাযি হিসেবে পরিচিত হবে
[গ] তার ধন-সম্পদ বৃদ্ধি পাবে
✅ তার গুনাহসমূহ দূর হবে
১১৩. সালাত কোন দুটির মধ্যে পার্থক্য সৃষ্টিকারী? (প্রয়োগ)
[ক] ইসলাম ও শিরক
[খ] তাওহিদ ও শিরক
✅ ইমান ও কুফর
[ঘ] কুফর ও নিফাক
১১৪. ইসলামের কোন রুকুনটি আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা দেয়? (অনুধাবন)
✅ সালাত
[খ] যাকাত
[গ] সাওম
[ঘ] হজ
১১৫. জামাআতে সালাত আদায় করলে কতগুণ বেশি সাওয়াব পাওয়া যায়? (জ্ঞান)
[ক] ১৭
✅ ২৭
[গ] ৭০
[ঘ] ১ লক্ষ
১১৬. জামাআতে সালাত আদায় করা গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন)
[ক] সালাত ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী বলে
[খ] জামাআতে সালাত আদায়ে সত্তরগুণ সাওয়াব বেশি পাওয়া যাবে বলে
✅ জামাআতের সাথে সালাত আদায় করা আল্লাহর নির্দেশ বলে
[ঘ] সালাত গুণাহসমূহ দূর করে দেয় বলে
১১৭. ‘তোমরা রুকুকারীদের সাথে রুকু কর’- একথা দ্বারা আল্লাহ তায়ালা কী বুঝিয়েছেন? (অনুধাবন)
[ক] সমাজবদ্ধ হয়ে বসবাস করা
✅ জামাআতবদ্ধ হয়ে নামায আদায় করা
[গ] পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা
[ঘ] মানুষের সাথে মিলেমিশে থাকা
১১৮. আহমাদ মসজিদে সালাত আদায় করতে গিয়ে জানতে পারল পাশের বাড়ির আমিন অসুস্থ। এটিতে কিসের গুরুত্ব বহন করে? (উচ্চতর দক্ষতা)
[ক] জামাআতে সালাতের গুরুত্ব
✅ জামাআতে সালাতের সামাজিক গুরুত্ব
[গ] জামাআতে সালাতের পারিবারিক গুরুত্ব
[ঘ] প্রতিবেশীর অধিকার আদায়
১১৯. জামাআতে সালাত আদায়কারীদের মধ্যে উঁচু-নিচু কোনো ভেদাভেদ থাকে না। এর ফলাফল কী? (উচ্চতর দক্ষতা)
✅ তাদের মধ্যে সাম্য তৈরি হয়
[খ] আল্লাহর নৈকট্য লাভ সহজ হয়
[গ] পারস্পরিক বন্ধন দৃঢ় হয়
[ঘ] সামাজিকতা গড়ে ওঠে
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২০. জামাআতে সালাতের শিক্ষা- (উচ্চতর দক্ষতা)
i. সামাজিক বন্ধন সুদৃঢ়
ii. সাম্যের সৃষ্টি
iii. বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২১. সালাত অর্থ- (অনুধাবন)
i. বিরত থাকা
ii. ক্ষমা প্রার্থনা করা
iii. রহমত কামনা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১২২. পবিত্র কুরআনে সম্মিলিতভাবে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে- (উচ্চতর দক্ষতা)
i. সামাজিক সাম্য তৈরি হবে
ii. অভাবীদের অভাব দূর হবে
iii. শৃঙ্খলাবোধ তৈরি হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৩. সালাতের অন্যতম সামাজিক গুরুত্ব হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. বৈষম্যের অবসান
ii. সাম্যতা সৃষ্টি
iii. বিচক্ষণতা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৪. জনাব মাহফুজ সাহেব দৈনিক পাঁচ ওয়াক্ত নামায পড়েন। এর ফলে তিনি বিরত থাকবেন- (উচ্চতর দক্ষতা)
i. খারাপ কাজ থেকে
ii. অশ্লীল কাজ থেকে
iii. অন্যায় কাজ থেকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২৫. সালাত মানুষকে যে ধরনের জীবনযাপনে উদ্বুদ্ধ করে- (অনুধাবন)
i. শৃঙ্খলাবোধ
ii. নিয়মতান্ত্রিক
iii. পরিচ্ছন্ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২৬. সালাতের মাধ্যমে কী হয়? (উচ্চতর দক্ষতা)
i. আল্লাহর অবাধ্যতা প্রকাশ
ii. আল্লাহর নৈকট্য লাভ
iii. ধনসম্পদ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
১২৭. সালাত থেকে শিক্ষা পাওয়া যায়- (উচ্চতর দক্ষতা)
i. নেতার অনুসরণের
ii. গরিবের প্রতি সহানুভূতিশীল হওয়ার
iii. সময়ের গুরুত্ব বোঝার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৮ ও ১২৯ নং প্রশ্নের উত্তর দাও :
মালেক নবম শ্রেণির ছাত্র। সে জামাআতের সাথে নিয়মিত সালাত আদায় করে। কিন্তু বেলাল সালাত আদায়ের ব্যাপারে খুবই উদাসীন। সে বলে নামায পড়ে লাভ কী?
১২৮. বেলাল কোনটি অগ্রাহ্য করল? (প্রয়োগ)
[ক] সামাজিক বিধান
[খ] রাষ্ট্রীয় বিধান
[গ] সংবিধান
✅ আল্লাহর বিধান
১২৯. উদ্দীপকের প্রেক্ষিতে মালেক লাভ করবে- (উচ্চতর দক্ষতা)
i. আল্লাহর নৈকট্য
ii. অধিক সাওয়াব
iii. অধিক ধনসম্পদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-৩ : সাওম 📚 বোর্ড বই, পৃষ্ঠা ৯০
✍️ সাওম শব্দের অর্থ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বিরত থাকা।
✍️ সাওম SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ঢালস্বরূপ।
✍️ সাওম অস্বীকারকারীকে বলা হয় SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | কাফির।
✍️ সিয়াম পালনের মাধ্যমে মানুষ অর্জন করে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | তাকওয়া।
✍️ সাওম পালনের মূল উদ্দেশ্য SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | নৈতিক উৎকর্ষ সাধন।
✍️ সাওম দান করতে উদ্বুদ্ধ কওে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অসহায় ও দরিদ্রকে।
✍️ ধর্মীয় দিক থেকে গুরুত্ব রয়েছে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাওমের।
✍️ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সাওম SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | চতুর্থ।
✍️ সাওম পালনের মাধ্যমে একজন মানুষ উপলব্ধি করতে পারে- ক্ষুধার যন্ত্রণা।
✍️ সাওমের মাধ্যমে লাভ করা যায় SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | আল্লাহর নৈকট্য।
✍️ সাওমের প্রতিদান দিবেন স্বয়ং SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | আল্লাহ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩০. সাওম কী শব্দ? (জ্ঞান)
✅ আরবি
[খ] ফারসি
[গ] উর্দু
[ঘ] বাংলা
১৩১. সাওম এর ফারসি প্রতিশব্দ কী? (জ্ঞান)
[ক] ইহসান
✅ রোযা
[গ] ইকবাল
[ঘ] রহমত
১৩২. ‘সাওম’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
✅ বিরত থাকা
[খ] দোয়া
[গ] ক্ষমা প্রার্থনা
[ঘ] নৈতিকতা
১৩৩. আরমান রমযান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকে। ইসলামি পরিভাষায় আরমানের কাজটিকে কী বলা হয়? (প্রয়োগ)
✅ সাওম
[খ] ইমান
[গ] সাদকাহ
[ঘ] তাকওয়া
১৩৪. ‘সাওম’ এর সময়কাল- (অনুধাবন)
[ক] সুবহি সাদিক থেকে যোহর নামায পর্যন্ত
[খ] সকাল হতে সূর্য লাল বর্ণ হওয়া পর্যন্ত
✅ সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত
[ঘ] দিনের শুরু থেকে মাগরিব পর্যন্ত
১৩৫. রমযান মাসে এক মাস সাওম পালন করা কী? (জ্ঞান)
✅ ফরজ
[খ] সুন্নত
[গ] নফল
[ঘ] ওয়াজিব
১৩৬. সাওম পূর্বের নবি-রাসুলগণের উম্মতের ওপর কী ছিল? (জ্ঞান)
[ক] সুন্নত
✅ ফরজ
[গ] নফল
[ঘ] ওয়াজিব
১৩৭. সাওম সাধনার মাধ্যমে বান্দার কী পরীক্ষা হয়? (অনুধাবন)
✅ তাকওয়া
[খ] জ্ঞান
[গ] সততা
[ঘ] ধৈর্য
১৩৮. রমযান মাসে সাওম পালনের মাধ্যমে কী অর্জিত হয়? (জ্ঞান)
✅ তাকওয়া
[খ] ইমান
[গ] মনোবল
[ঘ] ইহসান
১৩৯. আল্লাহভীতি অর্জিত হয় কোন ইবাদতের মাধ্যমে? (অনুধাবন)
[ক] সালাত
[খ] যাকাত
✅ সাওম
[ঘ] সহজ
১৪০. রমযানে দিনের বেলায় ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়েও মানুষ কিছুই পানাহার করে না কেন? (অনুধাবন)
[ক] মানুষের ভয়ে
[খ] সময়ের অপচয়
[গ] অর্থের অপচয়
✅ আল্লাহর ভয়
১৪১. কেবলমাত্র আল্লাহর আনুগত্য প্রকাশের জন্য কোন ইবাদত করা হয়? (অনুধাবন)
✅ রোজা বা সাওম
[খ] দান ও নামায
[গ] হজ ও যাকাত
[ঘ] ফেতরা ও কোরবানি
১৪২. কোন ইবাদতে রিয়ার সম্ভাবনা থাকে না? (জ্ঞান)
[ক] সালাত
✅ সাওম
[গ] হজ
[ঘ] যাকাত
১৪৩. আল্লাহ তায়ালা রোযা ফরজ করেছেন কেন? (অনুধাবন)
✅ তাকওয়া অজর্নের জন্য
[খ] পুরস্কার লাভের জন্য
[গ] সুস্বাস্থ্য লাভের জন্য
[ঘ] রহমত লাভের জন্য
১৪৪. তাওহিদ মিয়া তাকওয়ায় শীর্ঘস্থানে পৌঁছতে চায়। এর জন্য তার কী করা উচিত? (প্রয়োগ)
✅ সাওম পালন করা
[খ] যাকাত দেওয়া
[গ] হজ করা
[ঘ] কালিমা পড়া
১৪৫. জনাব মামুন আল্লাহর দেয়া কোন বিধানটির মাধ্যমে তাকওয়া অর্জন করতে সক্ষম হবে? (প্রয়োগ)
✅ রোযা পালন
[খ] নামায আদায়
[গ] হজ পালন
[ঘ] যাকাত আদায়
১৪৬. সাওমের মৌলিক উদ্দেশ্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ তাকওয়া অর্জন
[খ] না খেয়ে থাকা
[গ] শারীরিক ব্যায়াম
[ঘ] সম্পদের অপব্যয় না করা
১৪৭. ‘সাওম ইমানদারের জন্য ঢালস্বরূপ’-এ উক্তিতে ‘ঢাল’ বলতে বোঝানো হয়েছে- (প্রয়োগ)
[ক] যুদ্ধে ব্যবহৃত ঢাল
[খ] নিরাপত্তামূলক ব্যবস্থা
✅ আত্মরক্ষামূলক ব্যবস্থা
[ঘ] বিপদ থেকে উদ্ধারের হাতিয়ার
১৪৮. সাওম ইমানদারের জন্য কী স্বরূপ? (জ্ঞান)
✅ ঢাল
[খ] সেতু
[গ] চাবি
[ঘ] ছায়া
১৪৯. আসসিয়ামুজুন্নাতুন’ অর্থ কী? (জ্ঞান)
✅ সাওম ঢালস্বরূপ
[খ] সালাত জান্নাতের চাবি
[গ] যাকাত ইসলামের সেতুবন্ধ
[ঘ] সাওম আমারই জন্য
১৫০. নিচের কোনটি ঢালস্বরূপ? (জ্ঞান)
[ক] সালাত
[খ] হজ
[গ] যাকাত
✅ রোযা
১৫১. ‘সাওম হচ্ছে ঢাল স্বরূপ’ এটি-কোন হাদিস গ্রন্থের কথা? (প্রয়োগ)
[ক] বুখারি
[খ] মুসলিম
[গ] তিরমিযি
✅ বুখারি ও মুসলিম
১৫২. প্রথম রমযানের বিকালে রাহেলার ঘরের দরজায় ভিক্ষুক খাবারের জন্য হাক দিলে রাহেলা তাকে পর্যাপ্ত খাদ্য দিয়ে দেয়। রাহেলার এরূপ করার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ ক্ষুধার জ্বালা বুঝতে পারা
[খ] ভিক্ষুকের প্রতি মমতা
[গ] ঘরে পর্যাপ্ত খাবার ছিল
[ঘ] প্রতিবেশীর সমালোচনার ভয়
১৫৩. কোন ইবাদত অসহায় ও দরিদ্রকে দান করতে উদ্বুদ্ধ করে? (জ্ঞান)
[ক] সালাত
[খ] যাকাত
✅ সাওম
[ঘ] সাদকা
১৫৪. ধৈর্যের মাস কোনটি? (জ্ঞান)
✅ রমযান
[খ] মহরম
[গ] শাবান
[ঘ] রবিউল আউয়াল
১৫৫. মানবজীবনে সাওমের প্রভাব হচ্ছে তা মানুষকে- (উচ্চতর দক্ষতা)
[ক] মিতব্যয়ী ও সঞ্চয়ী বানায়
[খ] নামাযি ও দীনদার বানায়
✅ সংযমী ও দানশীল বানায়
[ঘ] অনাহারী ও ক্ষুধার্ত বানায়
১৫৬. “আস সাওমুলি ওয়া আন আজযিবিহি”- এ হাদিসে কুদসি দ্বারা কোন ইবাদতের গুরুত্ব বুঝানো হয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] সালাত
✅ সাওম
[গ] যাকাত
[ঘ] হজ
১৫৭. আমাদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাওম পালন করার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] সাওম জান্নাত লাভের একমাত্র উপায়
✅ সাওম পালনকারীকে আল্লাহ নিজে প্রতিদান দেবেন
[গ] রোযাদার ব্যক্তিকে আল্লাহ শারীরিক সুস্থতা দান করবেন
[ঘ] সাওম পালনকারীকে আল্লাহ অধক ধনসম্পদ দান করবেন
১৫৮. ‘সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব’ এটি কোন হাদিসের অন্তর্গত? (জ্ঞান)
[ক] মুসলিম
✅ বুখারি
[গ] তিরমিযি
[ঘ] তারাবানি
১৫৯. মহিমা প্রতি বছর রমযান মাসে সাওম পালন করে। এর ফলে আল্লাহ তাকে কী দেবেন? (উচ্চতর দক্ষতা)
[ক] ধনসম্পদ বাড়িয়ে দিবেন
✅ সকল গুনাহ ক্ষমা করবেন
[গ] সামাজিক সম্মান বাড়িয়ে দিবেন
[ঘ] তার আয়ুষ্কাল বাড়িয়ে দিবেন
১৬০. সুস্থ থাকা সত্তে¡ও জনাব তৌকির রমযান মাসের রোযা পালন থেকে বিরত থাকল। শরিয়তের দৃষ্টিতে তাকে কী বলা হবে? (প্রয়োগ)
[ক] মুশরিক
✅ কাফির
[গ] ফাসিক
[ঘ] মুনাফিক
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬১. আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জোহরার উচিত- (উচ্চতর দক্ষতা)
i. রোযাদারকে ইফতার করানো
ii. অভাবীকে আর্থিক সহযোগিতা
iii. নিজে রোযা পালন করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬২. সাওম পালনের মাধ্যমে- (অনুধাবন)
i. পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়
ii. সামাজিক বন্ধন মজবুত হয়
iii. ধনী হওয়া যায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৩. সাওম মানুষকে মুক্ত থাকতে শেখায়- (প্রয়োগ)
i. লোভ-লালসা থেকে
ii. হিংসা-বিদ্বেষ থেকে
iii. ক্রোধ-ক্ষোভ থেকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৪. রোযার অন্যতম সামাজিক গুরুত্ব হচ্ছে- (অনুধাবন)
i. অশ্লীলতা পরিহার
ii. অভাবীদের প্রতি সহানুভূতি
iii. দরিদ্রতা হ্রাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৫. সাওম পালনের মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. সাওম তাকওয়াবান মানুষ সৃষ্টি করে
ii. সাওম হিংসা-হানাহানি থেকে মানুষকে দূরে রাখে
iii. সাওম অসহায় মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৬. সাওমের মাধ্যমে অর্জিত হয়- (উচ্চতর দক্ষতা)
i. আত্মিক উৎকর্ষ
ii. মনে তাকওয়া সৃষ্টি
iii. আল্লাহর প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৭. ‘সাওম’ এর মৌলিক উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. আল্লাহর সাক্ষাৎ লাভ
ii. তাকওয়া অর্জন
iii. আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৮ ও ১৬৯ নং প্রশ্নের উত্তর দাও :
জর্না খুব ভোরে নামায পড়ে কুরআন তিলাওয়াত করল। কারণ মায়ের কাছে শুনল, এ মাসেই নাকি কুরআন নাযিল হয়েছে।
১৬৮. জর্না উক্ত সময়ে তিলাওয়াতের পাশাপাশি আল্লাহর কোন বিধানটি পালন করেছে? (প্রয়োগ)
[ক] নামায
✅ সাওম
[গ] হজ
[ঘ] যাকাত
১৬৯. উক্ত বিধানটি- (উচ্চতর দক্ষতা)
i. ব্যক্তি ও মন্দ কাজের মধ্যে ঢাল হিসেবে ব্যবহৃত হয়
ii. বিশ্ব ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে
iii. আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭০ ও ১৭১ নং প্রশ্নের উত্তর দাও :
সে দিন ছিল পহেলা রমযান। হাসান রোযা রেখেছে। মা-বাবা দুজনই অফিসে গেছেন। বাসায় হাসান ছাড়া আর কেউ নেই। হাসান কয়েকটা খেজুর নিল খাওয়ার জন্য। কিন্তু খেতে পারল না। ভাবল, কেউ না দেখলেও আল্লাহ অবশ্যই দেখবেন।
১৭০. যে গুণ থাকার কারণে হাসান খেজুর খায়নি, তাকে বলা হয়- (প্রয়োগ)
[ক] আমানত
✅ তাকওয়া
[গ] সিদক
[ঘ] তাওয়াক্কুল
১৭১. রমযান মাসের উক্ত কাজের মাধ্যমে হাসান- (উচ্চতর দক্ষতা)
i. আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে
ii. তাকওয়া অর্জন করতে পারবে
iii. ক্ষমালাভ করতে পারবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের হাদিসটি পড়ে ১৭২ ও ১৭৩নং প্রশ্নের উত্তর দাও :
১৭২. উল্লিখিত হাদিসে রোযাকে কার সাথে তুলনা করা হয়েছে? (প্রয়োগ)
[ক] গাছের
[খ] তাকওয়ার
✅ ঢালের
[ঘ] সেতুর
১৭৩. উদ্দীপকের হাদিসটি- (উচ্চতর দক্ষতা)
i. তিরমিযি শরীফের
ii. বুখারি শরীফের
iii. মুসলিম শরীফের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-৪ : যাকাত 📚 বোর্ড বই, পৃষ্ঠা ৯২
✍️ মানুষের মনে খোদাভীতি সৃষ্টি করে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | যাকাত।
✍️ যাকাত শব্দের অর্থ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পরিশুদ্ধতা।
✍️ যাকাত ইসলামের SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | তৃতীয় স্তম্ভ।
✍️ ইসলামের সেতুবন্ধ হিসেবে কাজ করে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | যাকাত।
✍️ যাকাতের নিসাবের শতকরা হার SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ২. ৫০ টাকা।
✍️ যাকাতের ফলে দেশের অর্থনীতি SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সচল হয়।
✍️ সামাজিক অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করতে সহায়তা করে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | যাকাত।
✍️ ইসলামের দৃষ্টিতে গরিবের অধিকার হলো SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | যাকাত।
✍️ যাকাত দ্বারা ইসলামি রাষ্ট্রের ভিত্তি হয় SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | মজবুত ও শক্তিশালী।
✍️ যাকাত হলো SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | আর্থিক ইবাদত।
✍️ পবিত্র ও উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি হয় SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | যাকাতের দ্বারা।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭৪. সমাজে কয়টি অর্থনৈতিক শ্রেণি রয়েছে? (অনুধাবন)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
১৭৫. মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন কেন? (অনুধাবন)
[ক] ধনী ও বিত্তশালীদের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে
[খ] দরিদ্র ও গরিবদের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে
[গ] ধনী ও ব্যবসায়ীদের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে
✅ ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে
১৭৬. ইসলামের সেতুবন্ধন কোনটি? (জ্ঞান)
[ক] সালাত
[খ] সাওম
✅ যাকাত
[ঘ] জিহাদ
১৭৭. কোনটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মানুষকে পবিত্র ও পরিশোধিত করেন? (অনুধাবন)
[ক] সালাত
[খ] সাওম
✅ যাকাত
[ঘ] হজ
১৭৮. যাকাত অন্তরে কী সৃষ্টি করে? (অনুধাবন)
✅ তাকওয়া
[খ] নম্রতা
[গ] ভদ্রতা
[ঘ] সভ্যতা
১৭৯. যাকাত শব্দের অর্থ কোনটি? (জ্ঞান)
[ক] ভিক্ষা
[খ] সাদকা
✅ পরিশুদ্ধতা
[ঘ] দান
১৮০. জিহাদ সাহেব তার সমস্ত সম্পদ হিসাব করে বছর শেষে একটি নির্দিষ্ট অংশ দান করে দেন। ইসলামের দৃষ্টিতে তার কাজটিকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] সাদকা
✅ যাকাত
[গ] দয়া
[ঘ] সাওম
১৮১. যাকাতের জন্য সম্পদের শতকরা কত ভাগ নির্দিষ্ট খাতে ব্যয় করতে হবে? (জ্ঞান)
[ক] ২. ৩০
[খ] ২. ৪০
✅ ২. ৫০
[ঘ] ২. ৬০
১৮২. কারো মালিকানায় ১০ লক্ষ টাকা পূর্ণ এক বছর থাকলে কত টাকা যাকাত দিতে হবে? (অনুধাবন)
[ক] আড়াই হাজার টাকা
[খ] সাড়ে বারো হাজার টাকা
✅ পঁচিশ হাজার টাকা
[ঘ] চল্লিশ হাজার টাকা
১৮৩. ধনীর সম্পদ পবিত্র হয় কীভাবে? (অনুধাবন)
✅ যাকাত দেওয়ার মাধ্যমে
[খ] সাওম পালনের মাধ্যমে
[গ] সালাত আদায়ের মাধ্যমে
[ঘ] হজ পালনের মাধ্যমে
১৮৪. শরিয়তের পরিভাষায় সালাতের পরই কোনটির স্থান? (জ্ঞান)
✅ যাকাতের
[খ] কালিমার
[গ] হজের
[ঘ] সাওমের
১৮৫. “যাতে সম্পদ শুধু তোমাদের ধনীদের মধ্যে পুূঞ্জীভূত না হয়” এটি কোন সূরার আয়াত? (প্রয়োগ)
[ক] সূরা আন-তাওবা
[খ] সূরা ইবরাহিম
✅ সূরা আল-হাশর
[ঘ] সূরা লুকমান
১৮৬. জামি ধনী-দরিদ্রের বৈষম্য দূর, অর্থের সুষম বণ্টন এবং গরিবদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। এক্ষেত্রে জামির করণীয় কী?
(উচ্চতর দক্ষতা)
[ক] সবার চাকরির ব্যবস্থা করা
[খ] শিক্ষার প্রচলন
✅ যাকাতের প্রচলন
[ঘ] ধর্মীয় জ্ঞানে সবাইকে উদ্বুদ্ধ করা
১৮৭. সূরা তাওবায় ‘সাদাকা’ শব্দ দ্বারা বোঝানো হয়েছে- (অনুধাবন)
[ক] ধনসম্পদকে
✅ যাকাতকে
[গ] দানকে
[ঘ] সাহায্যকে
১৮৮. আল্লাহ প্রদত্ত অর্থনীতির অন্যতম স্তম্ভ কোনটি? (জ্ঞান)
[ক] সালাত
✅ যাকাত
[গ] ফিতরা
[ঘ] করজে হাসানা
১৮৯. যাকাত না দেওয়া কাদের কাজ? (প্রয়োগ)
[ক] মুশরিকের
✅ কাফিরের
[গ] মুমিনের
[ঘ] মুনাফিকের
১৯০. যাকাত দানে অস্বীকার করা কাকে অস্বীকার করার শামিল? (প্রয়োগ)
[ক] আল্লাহকে
[খ] রাসুল (স)-কে
✅ আল্লাহ ও রাসুল (স)-কে
[ঘ] সাহাবিকে
১৯১. মি. রহিম নিয়মিত সাওম ও সালাত আদায় করলেও যাকাত দিতে অস্বীকৃতি জানান। এক্ষেত্রে মি. রহিমকে কী বলা যায়? (প্রয়োগ)
[ক] যালিম
✅ কাফির
[গ] মুনাফিক
[ঘ] ফাসিক
১৯২. ধনাঢ্য ব্যবসায়ী জায়েদ সাহেব নিয়মিত সালাত আদায় করলেও যাকাতকে অস্বীকার করেন। তার এরূপ কর্মকাণ্ড কিসের শামিল? (প্রয়োগ)
[ক] আল্লাহর সাথে শিরক করা
[খ] আল্লাহর গুণাবলি অস্বীকার করা
✅ আল্লাহ ও রাসুলকে অস্বীকার করা
[ঘ] নিজের অস্তিত্বকে অস্বীকার করা
১৯৩. আরিফ সাহেব নামায আদায় করেন, রোযা রাখেন কিন্তু যাকাত প্রদান থেকে বিরত থাকেন। ইসলামের দৃষ্টিতে তার কাজটিকে কী বলা হবে? (প্রয়োগ)
✅ কুফর
[খ] বিদয়াত
[গ] শিরক
[ঘ] জুলুম
১৯৪. কোন খলিফা যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন? (জ্ঞান)
✅ হযরত আবু বকর (রা)
[খ] হযরত উমর (রা)
[গ] হযরত আলি (রা)
[ঘ] হযরত উসমান (রা)
১৯৫. নিচের কোনটি আর্থিক ইবাদত? (জ্ঞান)
[ক] সালাত
✅ যাকাত
[গ] সাওম
[ঘ] জিহাদ
১৯৬. “তাদের সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে” আয়াত কিসের ইঙ্গিত রয়েছে? (প্রয়োগ)
[ক] সাদকার
✅ যাকাতের
[গ] সালাতের
[ঘ] ফেতরার
১৯৭. যারা আল্লাহর পথে অর্থ ব্যয় করে না তাদেরকে কিসের সুসংবাদ দেয়া হয়েছে? (অনুধাবন)
[ক] জান্নাতের
[খ] পুরস্কারের
✅ কঠিন শাস্তির
[ঘ] ধনসম্পদের
১৯৮. ফরিদের অনেক সম্পদ থাকা সত্তে¡ও যাকাত দেয় না। এর ফলে ভবিষ্যতে তার কী হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] সম্পদ বৃদ্ধি পাবে
✅ পরকালে কঠিন শাস্তি হবে
[গ] সম্পদ পবিত্র হবে
[ঘ] অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে
১৯৯. আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে বেকার ও গরিবদের জন্য অনেক কর্মসংস্থান করা যেতে পারে। এতে দেশের কী হবে? (প্রয়োগ)
[ক] বেকারত্ব দূর হবে
✅ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে
[গ] সরকার দেশ চালাতে পারবে
[ঘ] ধনীদের কমংস্থানের ব্যবস্থা হবে
২০০. আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে কীভাবে? (অনুধাবন)
[ক] নারী-পুরুষ নির্বিশেষে সকলে একসাথে কাজ করলে
✅ রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে কর্মসংস্থানের ব্যবস্থা করলে
[গ] রাষ্ট্রীয় সম্পদ সঠিকভাবে ভোগ ও ব্যবহার করলে
[ঘ] নারীদেরকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করলে
২০১. আমরা সাম্যের ভিত্তিতে জীবন গড়ে তুলতে চাই। এজন্য আমাদের কতর্ব্য কী? (উচ্চতর দক্ষতা)
✅ সমাজে যাকাত ব্যবস্থা চালু করা
[খ] বিশ্ব সম্মেলনে যোগদান করা
[গ] নিয়মিত সালাত আদায় করা
[ঘ] সাওম পালন করা
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০২. যাকাত প্রদানের মাধ্যমে সম্পদ- (অনুধাবন)
i. পবিত্র হয়
ii. পরিশুদ্ধ হয়
iii. বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০৩. যাকাত মানুষের দৃষ্টিভঙ্গিকে- (অনুধাবন)
i. পবিত্র করে
ii. উন্নত করে
iii. পরিশ্দ্ধু করে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
২০৪. রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করলে- (অনুধাবন)
i. দারিদ্র্য দূরীভূত হবে
ii. কর্মসংস্থান সৃষ্টি হবে
iii. শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
২০৫. যাকাতের গুরুত্ব রয়েছে- (প্রয়োগ)
i. সামাজিক ক্ষেত্রে
ii. নৈতিক ক্ষেত্রে
iii. অর্থনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
২০৬. কামরান সাহেব প্রতি বছর যথা নিয়মে যাকাত দেন। এর ফলে- (উচ্চতর দক্ষতা)
i. উৎপাদন বৃদ্ধি পায়
ii. বেকারত্ব হ্রাস পায়
iii. বেকারত্ব বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০৭. তারেক সাহেব যাকাতভিত্তিক ইসলামি অর্থব্যবস্থা গড়ে তোলার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার এ কাজের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. জনকল্যাণমুখী প্রকল্প সাফল্য লাভ করবে
ii. রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত হবে
iii. রাষ্ট্রের সকল মানুষ অভাবমুক্ত থাকবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
i. সম্পদ পরিশুদ্ধ করা
ii. সমাজে সম্মান বাড়ানো
iii. ইমানি দায়িত্ব পালন করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০৯. যাকাতের অন্যতম নৈতিক গুরুত্ব হচ্ছে- (জ্ঞান)
i. খোদাভীতি সৃষ্টি
ii. উন্নত দৃষ্টিভঙ্গি
iii. আত্মিক প্রশান্তি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২১০. জনাব হাবিব সাহেবের অনেক ধন-সম্পদ থাকা সত্ত্বেও তিনি যাকাত দেন না। এর ফলে পরকালে তার পরিণতি হবে- (উচ্চতর দক্ষতা)
i. জাহান্নাম
ii. হাবিয়া
iii. হুতামাহ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১১ ও ২১২ নং প্রশ্নের উত্তর দাও :
মুমিন ও মুসলিম দুই ভাই। দু’জনেরই অনেক সম্পদ রয়েছে। মুমিন তার সম্পদের যাকাত দিলেও মুসলিম তার সম্পদের যাকাত দিতে অস্বীকার করে।
২১১. ইসলামের দৃষ্টিতে মুসলিম গণ্য হবে- (প্রয়োগ)
i. কাফিররূপে
ii. মুরতাদরূপে
iii. মুশরিকরূপে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১২. মুমিনের সম্পদ- (উচ্চতর দক্ষতা)
i. পবিত্র হবে
ii. বৃদ্ধি পাবে
iii. নষ্ট হবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৩ ও ২১৪ নং প্রশ্নের উত্তর দাও :
বিশিষ্ট ব্যবসায়ী রশিদ ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে এলাকার কিছু নিঃস্ব ও অসহায় মানুষকে অর্থ সাহায্য দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন।
২১৩. রশিদের কাজটি কিসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] হাক্কুল্লাহ
✅ হাক্কুল ইবাদ
[গ] হাক্কুল ওয়ালিদাইনি
[ঘ] হাক্কুল ইয়াতিম
২১৪. তার এ কাজের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. জান্নাতে যাওয়ার পথ সুগম হবে
ii. মানুষের প্রতি হক আদায় হবে
iii. সমাজে মানসম্মান বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৫ ও ২১৬ নং প্রশ্নের উত্তর দাও :
রাজু ২০১২ সালে জানুয়ারি মাসে পৈতৃক সূত্রে ৩ লক্ষ টাকার মালিক হন। কিন্তু ঐ বছরই আগস্ট মাসে ঋণ পরিশোধ করতে তার আড়াই লক্ষ টাকা ব্যয় হয়।
২১৫. বছর শেষে রাজুকে কত টাকা যাকাত দিতে হবে? (প্রয়োগ)
[ক] ৭৫০০
✅ ১২৫০
[গ] ১০৫০
[ঘ] ১০০০
২১৬. রাজুর সম্পদের ব্যাপারে শরিয়তের বিধান পালন করলে তা- (উচ্চতর দক্ষতা)
i. উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি করবে
ii. খোদাভীতি সৃষ্টি করবে
iii. কর্তব্যনিষ্ঠা সৃষ্টি করবে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ২১৭ ও ২১৮ নং প্রশ্নের উত্তর দাও :
রায়হান সাহেব অসহায় ও দরিদ্রদের দান-সদকা করেন। তাই তিনি মনে করেন তার আর যাকাত দেওয়ার প্রয়োজন নেই।
২১৭. ইসলামের দৃষ্টিতে রায়হান সাহেবের এই ধারণা- (প্রয়োগ)
[ক] সম্পূর্ণ ঠিক
✅ সম্পূর্ণ ভুল
[গ] অবস্থার প্রেক্ষিতে ঠিক
[ঘ] আংশিক ঠিক
২১৮. রায়হান সাহেবের দৃষ্টিতে যা অপ্রয়োজনীয় তার অন্যতম উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণ
ii. বেকারত্ব দূরীকরণ
iii. সমাজে নিজের অবস্থান তৈরি করা
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-৫ : হজ 📚 বোর্ড বই, পৃষ্ঠা : ৯৪
✍️ ইহরাম বাধা হজের SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ফরজ।
✍️ হজ শব্দের অর্থ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সংকল্প করা।
✍️ জীবনে হজ ফরজ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ১ বার।
✍️ ইসলামের পঞ্চম ভিত্তি SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | হজ।
✍️ হজের ফরজ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ৩টি।
✍️ হজের ওয়াজিব SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ৭টি।
✍️ হজের মাধ্যমে শেখা যায় SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ভ্রাতৃত্ববোধ।
✍️ ৯ই জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | হজের ফরজ।
✍️ কুরবানি করা SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | হজের ওয়াজিব।
✍️ হজ মানুষকে শিক্ষা দেয় SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সম্প্রীতি ও শৃঙ্খলাবোধ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১৯. হজ ইসলামের কততম রুকন? (জ্ঞান)
[ক] দ্বিতীয়
[খ] তৃতীয়
[গ] চতুর্থ
✅ পঞ্চম
২২০. হজ অর্থ কী? (জ্ঞান)
✅ সংকল্প করা
[খ] পরিশ্রম করা
[গ] সাধনা করা
[ঘ] দোয়া
২২১. হজ কাদের ওপর ফরজ করা হয়েছে? (জ্ঞান)
[ক] বয়স্কদের
✅ ধনী মুসলমানদের
[গ] জ্ঞানীদের
[ঘ] ওলিদের
২২২. শারীরিক ও আর্থিক ইবাদত কোনটি? (জ্ঞান)
[ক] সালাত
[খ] সাওম
✅ হজ
[ঘ] যাকাত
২২৩. বাইতুল্লাহ মানে কী? (জ্ঞান)
[ক] বাতিঘর
[ঘ] নিকাশঘর
✅ আল্লাহর ঘর
[ঘ] নামায ঘর
২২৪. সুমন বিত্তশালী লোক। আল্লাহর রহমত পেতে হলে এবং তার আদেশ পালনার্থে সুজনের কী করা উচিত? (প্রয়োগ)
[ক] সত্য কথা বলা
✅ হজ পালন করা
[গ] সালাত আদায় করা
[ঘ] সাওম পালন করা
২২৫. হজ করা কী? (জ্ঞান)
[ক] ওয়াজিব
[খ] সুন্নত
✅ ফরজ
[ঘ] মুস্তাহাব
২২৬. আল্লাহর ঘর এর আরবি প্রতিশব্দ কী? (জ্ঞান)
✅ বায়তুল্লাহ
[খ] বায়তুর রসুল
[গ] বায়তুল হিকমা
[গ] বায়তুল আকদ
২২৭. জিলহজের কত তারিখে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ? (জ্ঞান)
[ক] ৮
✅ ৯
[গ] ১০
[ঘ] ১১
২২৮. জুমারা এ বছর মক্কা শরিফে গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করেছেন। তিনি ইসলামের কোন রুকনটি পালন করেছেন? (প্রয়োগ)
[ক] নামায
[খ] রোযা
✅ হজ
[ঘ] যাকাত
২২৯. হজের ওয়াজিব কয়টি? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৪
[গ] ৬
✅ ৭
২৩০. হজ পালনের সময় কোন স্থানে রাত যাপন করতে হয়? (জ্ঞান)
✅ মুযদালিফা
[খ] মুদরাবা
[গ] আরাফাত
[ঘ] মুরতাদা
২৩১. হাজিদের জন্য সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাঈ করা- (অনুধাবন)
[ক] ফরজ
✅ ওয়াজিব
[গ] সুন্নত
[ঘ] মুস্তাহাব বা নফল
২৩২. কয়টি স্থানে শয়তানের উদ্দেশ্যে কংকর নিক্ষেপ করা হয়? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪
২৩৩. শয়তানের উদ্দেশ্যে কয়টি কংকর নিক্ষেপ করা হয়? (জ্ঞান)
[ক] ৪
[খ] ৫
[গ] ৬
✅ ৭
২৩৪. হজ করতে গিয়ে আনোয়ারের একটি ওয়াজিব বাদ পড়েছে। এজন্য তাকে কী করতে হবে? (প্রয়োগ)
[ক] পুনরায় হজ করতে হবে
✅ একটি অতিরিক্ত কুরবানি করতে হবে
[গ] মাথার চুল ফেলতে হবে
[ঘ] সাদকা দিতে হবে
২৩৫. হান্নান সাহেবের উপর হজ ফরজ হওয়ার সাথে সাথেই তিনি হজ করেছেন। এর ফলে তার কী হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] ধন-সম্পদ বৃদ্ধি পাবে
[খ] ধন-সম্পদ পবিত্র হবে
[গ] সুখ-শান্তি বৃদ্ধি পাবে
✅ বিগত জীবনের গুনাহ মাফ হবে
২৩৬. হজের মাধ্যমে মানুষের কী মাফ হয়? (জ্ঞান)
[ক] অহংকার
[খ] রোগ
✅ গুনাহ
[ঘ] ক্লান্তি
২৩৭. নাজমা বেগম সম্প্রতি মক্কা শরিফ থেকে হজ করে এসেছে। এটি তার জীবনে কী প্রভাব ফেলবে? (উচ্চতর দক্ষতা)
[ক] আল্লাহর পথে টাকা খরচের জন্য মানসিক প্রশান্তি পাবে
✅ গুনাহ দূর হওয়ার মাধ্যমে নতুন জীবন শুরুর মানসিকতা তৈরি হবে
[গ] মানুষের সাথে পরিচিত হতে পেরে শান্তি অনুভব করবেন
[ঘ] আন্তর্জাতিক মানসিকতা তৈরি হবে
২৩৮. লতিফ হজকে অস্বীকার করেন, কিন্তু ইসলামের অন্য ইবাদতগুলো পালন করেন। ইসলামে তার এ ধরনের মানসিকতা কিসের পরিচায়ক? (প্রয়োগ)
✅ কুফরির
[খ] ফিসকের
[গ] শিরকের
[ঘ] নিফাকের
২৩৯. হজ অস্বীকারকারীদের কী বলে? (জ্ঞান)
✅ কাফির
[খ] মুনাফিক
[গ] মুশরিক
[ঘ] ফাসিক
২৪০. বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধের স্বরূপ প্রকাশ পায়- (উচ্চতর দক্ষতা)
[ক] জুমুআর নামাযের মাধ্যমে
✅ হজের মাধ্যমে
[গ] ইজতেমার মাধ্যমে
[ঘ] ঈদের জামাআতের মাধ্যমে
২৪১. হজের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব তৈরি হয়। প্রতি বছর বিশ্বের নানা প্রান্তর থেকে লক্ষ লক্ষ মুসলিম একই স্থানে সমবেত হয়। এতে কী প্রমাণিত হয়- (উচ্চতর দক্ষতা)
[ক] হজ বিশ্ব মানুষের মহাসম্মেলন
[খ] হজ বিশ্ব শিক্ষার সম্মেলন
✅ হজ বিশ্ব মসলিমের মহাসম্মেলন
[ঘ] বিশ্ব অর্থনৈতিক সমাধানের উপায়
২৪২. মুসলমানদের বিশ্ব সম্মেলন কোনটি? (জ্ঞান)
✅ হজ
[খ] জুমআর সালাত
[গ] ঈদের সালাত
[ঘ] জানাযার সালাত
২৪৩. লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কোন ক্ষেত্রে বলা হয়? (অনুধাবন)
[ক] সাওম
✅ হজ
[গ] যাকাত
[ঘ] সালাত
২৪৪. মানুষে মানুষে ভেদাভেদ থাকলেও হজের মাধ্যমে প্রত্যেক মুসলমান কোন শিক্ষা লাভ করে? (উচ্চতর দক্ষতা)
[ক] মানবতাবোধে উদ্বৃদ্ধ হওয়া
✅ ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া
[গ] স্বাধীনভাবে মতামত প্রকাশ করা
[ঘ] একে অন্যের সাথে পরিচিত হওয়া
২৪৫. বিশ্ব মুসলিম যে এক জাতি তা কোন অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হয়?
(উচ্চতর দক্ষতা)
[ক] সালাত
✅ হজ
[গ] জিহাদ
[ঘ] যাকাত
২৪৬. সাধারণ মানুষ হাজিদের সম্মান করে থাকে কেন? (অনুধাবন)
[ক] প্রচুর ধনসম্পদ থাকার কারণে
✅ আল্লাহর ঘর তাওয়াফ করার কারণে
[গ] সবসময় টুপি মাথায় থাকার কারণে
[ঘ] বয়স্ক ও জ্ঞানী হওয়ার কারণে
২৪৭. জাহাঙ্গীর গত বছর মক্কা শরিফে হজ করে এসছে। এজন্য তাকে বলা হবে- (প্রয়োগ)
[ক] কাজি
✅ হাজি
[গ] পরহেজগার
[ঘ] আলেম
২৪৮. ধনী মুসলমানদের যত শীঘ্র সম্ভব হজ আদায় করা উচিত। এর কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ আল্লাহর রহমত লাভ করা
[খ] তাকওয়াবান হওয়া
[গ] আর্থিকভাবে লাভবান হওয়া
[ঘ] মানসম্মান নিয়ে সমাজে বসবাস করা
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪৯. হজের মাধ্যমে মানুষ- (অনুধাবন)
i. নিষ্পাপ হয়
ii. সম্মানিত হয়
iii. ধনী হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫০. হজ পালনের সময় সাঈ করা হয়- (অনুধাবন)
i. সাফা পাহাড়ে
ii. মারওয়া পাহাড়ে
iii. তূর পাহাড়ে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫১. শয়তানের উদ্দেশ্যে কংকর নিক্ষেপ করা হয় জিলহজ মাসের- (অনুধাবন)
i. ১০ তারিখে
ii. ১১ তারিখে
iii.১২ তারিখে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৫২. হজ পালনের মধ্যে অন্তর্ভুক্ত- (প্রয়োগ)
i. কুরবানি করা
ii. মাথা কামানো
iii.বিদায়ী তাওয়াফ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৫৩. হজ মানুষকে সহানুভূতিশীল করে গড়ে তোলে- (উচ্চতর দক্ষতা)
i. শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে
ii. সাম্যের প্রশিক্ষণ দিয়ে
iii.পারস্পরিক সম্প্রীতি শিক্ষা দিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৫৪. হজের মাধ্যমে মানুষ- (অনুধাবন)
i. নিষ্পাপ হয়
ii. ইমানদার হয়
iii. ধনী হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫৫. হজের মাধ্যমে মানুষের মন থেকে দূর হয়- (জ্ঞান)
i. নিফাক
ii. হিংসা-বিদ্বেষ
iii. কৃপণতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৫৬. প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম একই স্থানে সমবেত হয়। তাই হজকে বলা হয়- (উচ্চতর দক্ষতা)
i. আদর্শিক ভ্রাতৃত্ব বন্ধনের হাতিয়ার
ii. বিশ্ব মুসলিমের মহাসম্মেলন
iii. জাতীয়তাবাদ সৃষ্টির উপায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫৭. হজ যে ধরনের ইবাদত? (অনুধাবন)
i. শারীরিক
ii. মানসিক
iii. আর্থিক
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও iii
[ঘ] ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫৮ ও ২৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
ধনসম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। রাজা-প্রজা, মালিক-ভৃত্য সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায়।
২৫৮. অনুচ্ছেদে সেলাইবিহীন একই কাপড় বলতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? (প্রয়োগ)
✅ ইহরাম বাঁধা
[খ] আরাফাতের ময়দানে অবস্থান করা
[গ] তাওয়াফে যিয়ারত করা
[ঘ] মুযদালিফায় রাত্রি যাপন
২৫৯. অনুচ্ছেদে আলোচিত ইবাদতটির মূল উদ্দেশ্য- (উচ্চতর দক্ষতা)
i. আল্লাহর সন্তুষ্টি অর্জন
ii. সম্পদ পবিত্র করা
iii. সামাজিক সম্মান লাভ
নিচের কোনটি সঠিক?
✅ র
[খ] ii
[গ] iii
[ঘ] ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬০ ও ২৬১ নং প্রশ্নের উত্তর দাও :
হামিদ সাহেব একজন সাধারণ ব্যবসায়ী। তিনি নিয়ত করেছেন আল্লাহর ঘর তাওয়াফ করবেন। তাই দেনা-পাওনা মিটিয়ে তিনি অল্প অল্প টাকা জমিয়ে হজে গেলেন। সেখানে গিয়ে প্রথমেই তিনি ইহরাম বাঁধলেন।
২৬০. হামিদ সাহেব ইসলামের কোন স্তম্ভটি পালন করার নিয়ত করলেন? (প্রয়োগ)
✅ পঞ্চম
[খ] চতুর্থ
[গ] তৃতীয়
[ঘ] দ্বিতীয়
২৬১. হামিদ সাহেব টাকা জমিয়ে- (উচ্চতর দক্ষতা)
i. ফরজ পালন করলেন
ii. মুস্তাহাব ইবাদত করলেন
iii. আল্লাহর সন্তুষ্টির অর্জন করার চেষ্টা করলেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬২ ও ২৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
হানিফ সাহেব একজন সমাজসেবক। প্রচুর অর্থ ও শারীরিক সামর্থ্য, থাকা সত্তে¡ও তিনি হজ করতে অনীহা প্রকাশ করেন।
২৬২. হানিফ সাহেবের অনীহা প্রকাশ কিসের লঙ্ঘন? (প্রয়োগ)
✅ ফরজে আইন খ ফরজে কিফায়া
[গ] ওয়াজিব ঘ সুন্নত
২৬৩. হানিফ সাহেব তার আচরণের মাধ্যমে- (উচ্চতর দক্ষতা)
i. কবিরা গুনাহ করেছেন
ii. সম্মান অর্জন করেছেন
iii. পরকালে শাস্তির সম্মুখীন হবেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-৬ : মালিক-শ্রমিক সম্পর্ক 📚 বোর্ড বই, পৃষ্ঠা ৯৮
✍️ হযরত উমর (রা) ছিলেন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | আমিরুল মুমিনিন।
✍️ একজন অধীনস্থ শ্রমিককে দৈনিক ক্ষমা করা যেতে পারে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সত্তর বার।
✍️ নিজ শ্রমের উপার্জনSSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | উত্তম উপার্জন।
✍️ রাসুল (স) শ্রমিকদের সম্বোধন করেছেন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ভাই বলে।
✍️ কাজ দেওয়ার পূর্বে মনিবের উচিত SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | শ্রমিকের শক্তি সামর্থ্য বিচার করা।
✍️ হযরত উমর (রা) প্রতিষ্ঠা করেছিলেন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাম্য ও মানবতাবোধ।
✍️ মালিক-শ্রমিকের মাঝে কোনো বৈষম্য অনুমোদন করে না SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ইসলাম।
✍️ শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে দিতে হয় SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | তার পারিশ্রমিক।
✍️ দেশ ও জাতির কল্যাণে আমাদের অনুসরণ করতে হবে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | আদর্শ শ্রমনীতি।
✍️ হযরত আনাস (রা) রাসুল (স) এর খেদমত করেছেন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ১০ বছর।
✍️ মজুরের পারিশ্রমিক নির্ধারণ করতে হবে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | তাকে নিয়োগের পূর্বে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬৪. মানুষের মৌলিক অধিকার কয়টি? (জ্ঞান)
[ক] তিন
[খ] চার
✅ পাঁচ
[ঘ] ছয়
২৬৫. মানুষ কাজ করে কেন? (অনুধাবন)
✅ মৌলিক অধিকার অর্জনের জন্য
[খ] হতাশা দূর করার জন্য
[গ] ভোগ করার জন্য
[ঘ] উপভোগ করার জন্য
২৬৬. মানুষ কী ধরনের জীব? (জ্ঞান)
✅ সামাজিক
[খ] অসামাজিক
[গ] নিরীহ
[ঘ] ভয়ঙ্কর
২৬৭. মানুষকে একে অন্যের মুখাপেক্ষী হতে হয় কেন? (অনুধাবন)
[ক] আল্লাহর নির্দেশ পালনের জন্য
[খ] রাসুলের নির্দেশ পালনের জন্য
✅ জীবন ধারণ করার জন্য
[ঘ] অর্থ উপার্জন করার জন্য
২৬৮. কোন নবি শ্রমিকের কাজ করেছেন? (জ্ঞান)
✅ হযরত মহানবি (স)
[খ] হযরত দাউদ (আ)
[গ] হযরত মুসা (আ)
[ঘ] হযরত আদম (আ)
২৬৯. জনাব রহমান উত্তম ও পবিত্রভাবে উপার্জন করতে চান। এজন্য তাকে কীভাবে উপার্জন করতে হবে? (প্রয়োগ)
✅ নিজ শ্রমের মাধ্যমে
[খ] অন্যের শ্রমের মাধ্যমে
[গ] দুর্নীতি করে
[ঘ] সুদ খেয়ে
২৭০. হযরত মুহাম্মদ (স)-এর শ্রমিক ছিলেন কে? (জ্ঞান)
[ক] হযরত উমর (রা)
[খ] হযরত আলি (রা)
✅ হযরত আনাস (রা)
[ঘ] হযরত উসমান (রা)
২৭১. আনাস (রা) মহানবি (স)-এর কত বছর খেদমত করেছেন? (জ্ঞান)
[ক] সাত
[খ] আট
✅ দশ
[ঘ] বারো
২৭২. আমীরুল মুমিনিন ছিলেন কে? (জ্ঞান)
✅ হযরত উমর (রা)
[খ] হযরত আলি (রা)
[গ] হযরত উসমান (রা)
[ঘ] হযরত আবু বকর (রা)
২৭৩. ‘ক’ উটের পিঠে চড়া ও উটের রশি টানার বিষয়ে নিজের ও ভৃত্যের মাঝে পালাক্রমে ঠিক করে নিয়েছিলেন। এখানে ‘ক’ কাকে নির্দেশ করছে? (প্রয়োগ)
✅ হযরত উমর (রা)
[খ] হযরত উসমান (রা)
[গ] হযরত আলি (রা)
[ঘ] হযরত আবু বকর (রা)
২৭৪. বশির সাহেব তার কর্মচারীকে নিয়ে বাজারে যাওয়ার সময় নিজেই তার মাথায় ছাতা ধরেন। এভাবে পালাক্রমে তারা বাজারে পৌঁছেন। কোন খলিফার সাথে তার চরিত্রের মিল রয়েছে।(প্রয়োগ)
[ক] হযরত আবু বকর (রা)
✅ হযরত উমর( রা)
[গ] হযরত আলি (রা)
[ঘ] হযরত উসমান (রা)
২৭৫. একজন অধীনস্থ কর্মচারীকে দিনে কতবার ক্ষমা করা যেতে পারে? (জ্ঞান)
[ক] ৫০
[খ] ৬০
[গ] ৬৫
✅ ৭০
২৭৬. কার ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত? (জ্ঞান)
[ক] গরিবের
✅ শ্রমিকের
[গ] অনাথের
[ঘ] ফকিরের
২৭৭. একজন শিল্প মালিক হিসেবে আফজাল সাহেবের কর্তব্য কী? (উচ্চতর দক্ষতা)
[ক] শ্রমিকদের উচ্চ বেতনে কাজ দেয়া
✅ শ্রমিকদের মজুরি নির্ধারণ করে নেয়া
[গ] অফিসে শ্রমিকদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা
[ঘ] শ্রমিকদের গাড়ি দিয়ে আনা-নেয়ার ব্যবস্থা করা
২৭৮. জনি মালিকের কাজ সুচারুরূপে করে এবং সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদত করে। এর ফলে সে কী পাবে? (উচ্চতর দক্ষতা)
✅ ২ গুণ প্রতিদান পাবে
[খ] ৩ গুণ প্রতিদান পাবে
[গ] প্রচুর ধনসম্পদ পাবে
[ঘ] মর্যাদা লাভ করবে
২৭৯. শফি আসর নামায আদায় করে তার মালিকের দেওয়া দায়িত্ব যথাযথ ভাবে পালন করল। এক্ষেত্রে শফির কী লাভ হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] বেতন পাবে
[খ] সুনাম হবে
[গ] কর্তব্যবোধ জাগ্রত হবে
✅ বেতন ও দ্বিগুণ সাওয়াব
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৮০. গৃহিণী জমিলার উচিত তার কাজের বুয়ার- (উচ্চতর দক্ষতা)
i. উপযুক্ত পারিশ্রমিক দেওয়া
ii. ভুলের জন্য ছ্যাকা দেওয়া
iii. ভুল হলে ক্ষমা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮১. ইসলাম উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছে- (প্রয়োগ)
i. শুধু আত্মীয় প্রতিবেশীর সাথে
ii. অধীনস্থ লোকদের সাথে
iii. সর্বস্তরের মানুষের সাথে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ ii ও iii
২৮২. মানুষের মৌলিক অধিকার হচ্ছে- (অনুধাবন)
i. অন্ন
ii. বস্ত্র
iii. বাসস্থান
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
২৮৩. সদয় হতে হবে- (অনুধাবন)
i. নিকট প্রতিবেশীর প্রতি
ii. দূর প্রতিবেশীর প্রতি
iii. শ্রমিকদের প্রতি
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
২৮৪. হযরত উমর (রা)-এর জেরুজালেম সফরে প্রতিষ্ঠা করেছিল- (অনুধাবন)
i. সমতা
ii. ন্যায়বিচার
iii. মানবতাবোধ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮৫. মানুষের মৌলিক অধিকার হচ্ছে- (অনুধাবন)
i. বাসস্থান
ii. শিক্ষা
iii. চিকিৎসা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮৬. একজন গোলাম (শ্রমিক) তার কাজের দ্বিগুণ প্রতিদান পায়, যখন সে- (উচ্চতর দক্ষতা)
i. মালিকের অতিরিক্ত কাজ করে দেয়
ii. মালিকের কাজ সুচারুরূপে করে
iii. সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদত করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮৭. মালিক-শ্রমিক যদি ইসলাম স্বীকৃত পন্থায় তাদের সম্পর্ক তৈরি করে তাহলে- (অনুধাবন)
i. মালিক সঠিক শ্রম পাবে
ii. শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে
iii. প্রতিষ্ঠানের পরিবেশ স্থিতিশীল থাকবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮৮. আজরুন শব্দের অর্থ- (অনুধাবন)
i. পারিশ্রমিক
ii. পুরস্কার
iii. প্রতিদান
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
২৮৯. শ্রমিক নিয়োগের পূর্বে মজুরি নির্ধারণ জরুরি, কারণ- (উচ্চতর দক্ষতা)
i. শ্রমিক কাজটি যত্ন সহকারে করবে
ii. মজুর সাধারণত মজুরি নির্ধারণে দুর্বল থাকে
iii. পরবর্তীতে সমস্যা সৃষ্টি হতে পারে
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯০ ও ২৯১ নং প্রশ্নের উত্তর দাও :
আজাদ সাহেব তার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ করেন না। তাই তার প্রতিষ্ঠানে প্রায়ই গোলযোগ লেগে থাকে।
২৯০. শ্রমিক ও মালিকের মাঝে আজাদ সাহেব কী প্রতিষ্ঠা করেছেন? (প্রয়োগ)
[ক] সাম্য
✅ বৈষম্য
[গ] সমমর্যাদা
[ঘ] ভ্রাতৃত্ব
২৯১. আজাদ সাহেব উক্ত অবস্থার পরিবর্তন ঘটালে- (উচ্চতর দক্ষতা)
i. কল-কারখানায় স্থিতিশীল পরিবেশ বিরাজ করবে
ii. অর্থনৈতিক উন্নতি হবে
iii. দেশ ও জাতির কল্যাণ হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯২ ও ২৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
একটি গার্মেন্ট ফ্যাক্টরির মালিক তার ফ্যাক্টরিতে কর্মরত লোকদেরকে প্রতি মাসে বেতন দিতে বিলম্ব করেন।
২৯২. গার্মেন্ট ফ্যাক্টরির মালিক কার হক নষ্ট করেছে? (প্রয়োগ)
[ক] আল্লাহর
✅ বান্দার
[গ] মহানবি (স)-এর
[ঘ] ফেরেশতার
২৯৩. ঐ গার্মেন্ট ফ্যাক্টরির মালিকের কাজের ফলে সৃষ্টি হয়- (উচ্চতর দক্ষতা)
i. শ্রমিক চেতনা
ii. শ্রমিক অসন্তোষ
iii. শ্রমিক নিষ্ক্রিয়তা
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-৭ : ইলম 📚 বোর্ড বই, পৃষ্ঠা ৯৯
✍️ শিক্ষার সাথে নৈতিকতা না থাকলে মানুষের মনুষ্যত্ব SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ধ্বংস হয়ে যায়।
✍️ ইলম শব্দের অর্থ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অবগত হওয়া।
✍️ জ্ঞানার্জন প্রত্যেক মুসলিমের জন্য SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ফরজ।
✍️ পবিত্র কুরআন নাজিল-এর সূচনা শব্দ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ইক্বরা।
✍️ মনুষ্যত্বের বিকাশ ঘটাতে প্রয়োজন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | জ্ঞানচর্চা।
✍️ প্রত্যেক মুসলমানের জন্য ইসলামের প্রাথমিক জ্ঞান থাকা SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | আবশ্যক।
✍️ মানুষের মনুষ্যত্ব ধ্বংস হয়ে যায় নৈতিকতার অভাবে।
✍️ ইসলাম ধর্ম সম্পর্কিত জ্ঞানকে বলে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | দীনি ইলম।
✍️ পার্থিব উন্নতির সাথে সম্পর্কিত জ্ঞানকে বলে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | দুনিয়াবি জ্ঞান।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৯৪. ইলম অর্থ কী? (জ্ঞান)
✅ জ্ঞান
[খ] অধিকার
[গ] অবস্থা
[ঘ] দোয়া
২৯৫. কোনো বস্তুর প্রকৃত অবস্থান উপলব্ধি করাকে কী বলে? (অনুধাবন)
[ক] হিলম
✅ ইলম
[গ] ইদরাক
[ঘ] মারিফাত
২৯৬. ইসলাম অর্থ কী? (জ্ঞান)
[ক] জ্ঞান
[খ] বিদ্যা
✅ আত্মসমর্পণ
[ঘ] দোয়া
২৯৭. রাজন মনুষ্যত্বের বিকাশ ঘটাতে ও পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠতে চায়। এজন্য তার কী করা উচিত? (প্রয়োগ)
✅ জ্ঞান চর্চা
[খ] সাওম পালন
[গ] ব্যবসা
[ঘ] কৃষিকাজ
২৯৮. ইসলামের দৃষ্টিতে প্রত্যেক মুসলমানের কোন জ্ঞান থাকা আবশ্যক বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
[ক] বৈষয়িক জ্ঞান
[খ] কল্যাণকর জ্ঞান
[গ] বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান
✅ ইসলামের প্রাথমিক জ্ঞান
২৯৯. জ্ঞান অর্জন প্রতিটি মুসলিমের ওপর কী? (জ্ঞান)
✅ ফরজ
[খ] সুন্নত
[গ] নফল
[ঘ] ওয়াজিব
৩০০. ইলম কয় প্রকার? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৩০১. সিদ্দিকুর রহমান ছোট ছেলে-মেয়েদের কুরআন শেখাচ্ছেন। এখানে কোন জ্ঞান বিতরণ করা হচ্ছে? (প্রয়োগ)
[ক] পার্থিব
✅ দীনি
[গ] বিজ্ঞানভিত্তিক
[ঘ] বৈষয়িক
৩০২. দীনি ইলম বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ ইসলাম ধর্ম সম্পর্কিত জ্ঞান
[খ] অর্থ বিষয়ক জ্ঞান
[গ] পার্থিব উন্নতির জ্ঞান
[ঘ] বৈষয়িক জ্ঞান
৩০৩. রাকিব দীনি ইলম শিখতে চায়। এজন্য তার নিচের কোনটি বেশি চর্চা করা প্রয়োজন? (প্রয়োগ)
[ক] উসুল শাস্ত্র
[খ] ফিকহ শাস্ত্র
[গ] বিজ্ঞান শাস্ত্র
✅ কুরআন-হাদিস
৩০৪. দুনিয়াবি ইলম বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] আত্মিক জ্ঞান
[খ] মৌলিক জ্ঞান
[গ] ইসলাম ধর্ম সম্পর্কিত জ্ঞান
✅ পার্থিব উন্নতির সাথে সম্পৃক্ত জ্ঞান
৩০৫. আকবর সাহেব লন্ডন থেকে উচ্চ ডিগ্রি নিয়ে এসে এদেশের বেকার মানুষদের সবজি উৎপাদনের প্রশিক্ষণ দিচ্ছেন। তার অর্জিত জ্ঞানকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] সাধারণ জ্ঞান
[খ] ধর্মীয় জ্ঞান
✅ পার্থিব জ্ঞান
[ঘ] বিশেষ জ্ঞান
৩০৬. হান্নান সাহেব একজন ডাক্তার। তিনি চিকিৎসাবিষয়ক জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করেছেন। এক্ষেত্রে এর ফলাফল কী হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] তার মনুষ্যত্ব ধ্বংস হবে
✅ তার মনুষ্যত্ব বিকশিত হবে
[গ] তার জ্ঞান সমৃদ্ধ হবে
[ঘ] তার ধনসম্পদ বৃদ্ধি পাবে
৩০৭. ইসলামের উদ্দেশ্য কী? (অনুধাবন)
[ক] রাসুলের সন্তুষ্টি অর্জন
✅ মানুষের কল্যাণ করা
[গ] ইলম অর্জন করা
[ঘ] ইবাদত বন্দেগি করা
৩০৮. সর্বপ্রথম আরবি কোন মাসে রাসুল (স)-এর প্রতি ওহি নাজিল হয়? (জ্ঞান)
[ক] মহরম
✅ রমযান
[গ] জিলকদ
[ঘ] রবিউল আউয়াল
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩০৯. ইলম বলতে বোঝায়- (অনুধাবন)
i. জ্ঞান
ii. বিদ্যা
iii. অবগত হওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৩১০. জ্ঞান জ্ঞানীর মর্যাদাকে- (অনুধাবন)
i. সমৃদ্ধ করে
ii. বাধা দেয়
iii. সমুন্নত করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১১. দীনি ইলম হলো- (অনুধাবন)
i. কুরআনের জ্ঞান
ii. হাদিসের জ্ঞান
iii. বৈষয়িক জ্ঞান
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১২. দুনিয়াবি ইলমের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. বিজ্ঞান
ii. গণিত
iii. ভূগোল
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii
৩১৩. গ্রহণীয় জ্ঞান হলো- (অনুধাবন)
i. নৈতিক জ্ঞান
ii. অনৈতিক জ্ঞান
iii. চিকিৎসা জ্ঞান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১৪. নৈতিকতা বলতে বুঝায়- (অনুধাবন)
i. সততা ও ন্যায়-অন্যায়বোধ
ii. সৌজন্যমূলক ও সুন্দর স্বভাব
iii. সুমধুর বচন ও উন্নত চরিত্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১৫. নৈতিকতা অর্জনের ফলে মারূফের জীবন হবে- (উচ্চতর দক্ষতা)
i. সুন্দর
ii. উন্নত
iii. কষ্টকর
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১৬. আল্লাহ মানুষ ও প্রাণিকুলের মধ্যে পার্থক্য নির্দেশ করে দিয়েছেন- (অনুধাবন)
i. জ্ঞানের দিক দিয়ে
ii. বিবেকের দিক দিয়ে
iii. খাওয়া দাওয়া ও ঘুমের দিক দিয়ে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১৭ ও ৩১৮ নং প্রশ্নের উত্তর দাও :
জামাল ও জহির উভয়ই নবম শ্রেণির ছাত্র। সততা, সদাচার, সৌজন্যমূলক আচরণ, সুন্দর স্বভাব ও উন্নত চরিত্রের কারণে জামালকে সবাই প্রশংসা করে, ভালোবাসে। পক্ষান্তরে জহিরের মাঝে নৈতিক গুণাবলির অনুপস্থিতির কারণে সবাই তাকে ঘৃণা করে।
৩১৭. জামালের চরিত্র কোন ধরনের? (প্রয়োগ)
✅ শিক্ষার সাথে নৈতিকতাপূর্ণ
[খ] শিক্ষার সাথে উপার্জনের
[গ] শরীরের সাথে মনের সামঞ্জস্যপূর্ণ
[ঘ] আত্মার সাথে বাইরের জগতের
৩১৮. পরিপূর্ণ নৈতিকতা লাভ করতে জহিরের কর্তব্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. শরিয়ত মেনে চলা
ii. বন্ধুদের সাথে মিলেমিশে থাকা
iii. ইসলামি শিক্ষা গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-৮, ৯ ও ১০ : শিক্ষার্থীর বৈশিষ্ট্য, শিক্ষকের গুণাবলি ও ছাত্র-শিক্ষক সম্পর্ক 📚 বোর্ড বই, পৃষ্ঠা ১০১-১০৩
✍️ নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | শিক্ষার্থীর বৈশিষ্ট্য।
✍️ ছাত্রদের একান্ত আপনজন হবেন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | শিক্ষক।
✍️ শিক্ষকের আদেশ-নিষেধ মেনে চলা SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | শিক্ষার্থীর বৈশিষ্ট্য।
✍️ আমরা লজ্জাশীলতা পরিহার করব SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | জ্ঞানলাভের ক্ষেত্রে।
✍️ সকল পাপ কাজ বর্জন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | করা ছাত্রের বৈশিষ্ট্য।
✍️ একজন আদর্শ শিক্ষার্থীর বৈশিষ্ট্য SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা।
✍️ যিনি শিক্ষা দেন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | তিনি শিক্ষক।
✍️ পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পেশা SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | শিক্ষকতা।
✍️ নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | রাসুল (স)।
✍️ ভালো শিক্ষক তিনিই হবেন যিনি SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | আদর্শবান।
✍️ ছাত্রদের মধ্যে জ্ঞানলাভের স্পৃহা তৈরি করেন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | শিক্ষক।
✍️ আদর্শ জ্ঞাতি গঠনের কারিগর SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | শিক্ষক।
✍️ পিতামাতার পর সবচেয়ে বেশি মর্যাদাবান SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | শিক্ষক।
✍️ ছাত্র-শিক্ষকের সম্পর্ক হবে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পিতাপুত্রের ন্যায়।
✍️ ছাত্রদের সুশিক্ষা দান করা SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | শিক্ষকের দায়িত্ব।
✍️ ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | আত্মার সম্পক।
✍️ শিশুদেরকে প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | শিক্ষকগণ।
✍️ ছাত্ররা তাদের শিক্ষকদের SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | জ্ঞানের উত্তরাধিকারী হয়।
✍️ আলি (রা)-এর মতে ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ভৃত্য-মনিব সম্পর্ক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩১৯. বিথী নিয়মিত লেখাপড়া করে এবং সে শেখার প্রতি আগ্রহী ও যত্মশীল। বিথীকে কী বলা হয়? (প্রয়োগ)
✅ শিক্ষার্থী
[খ] শিক্ষক
[গ] ভদ্র ছেলে
[ঘ] আদর্শ মানুষ
৩২০. মেহবুবা একজন শিক্ষার্থী। একজন আদর্শ শিক্ষার্থী হতে হলে তার মধ্যে কোন বৈশিষ্ট্য থাকা আবশ্যক? (উচ্চতর দক্ষতা)
[ক] না বুঝে পড়া মুখস্থ করা
[খ] শ্রেণিতে অনুপস্থিত থাকা
[গ] সহপাঠীদের সাথে সদ্ভাব না রাখা
✅ শিক্ষকগণের আদেশ-নিষেধ মেনে চলা
৩২১. হামিমের বাজারে যাওয়ার সময় তার শিক্ষকের সঙ্গে দেখা হলো। ঐ সময় হামিমের প্রথম কী করা উচিত? (প্রয়োগ)
[ক] শিক্ষকের স্বাস্থ্য সম্পর্কে জানা
✅ সালাম দেওয়া
[গ] শিক্ষকের সাথে কথা না বলে চলে যাওয়া
[ঘ] শিক্ষকের পরিবারের খোঁজখবর নেওয়া
৩২২. রহমত একজন আদর্শ শিক্ষার্থী হতে চায়। এজন্য তার কী করা উচিত? (প্রয়োগ)
✅ শেখার প্রতি উৎসাহী হওয়া
[খ] সর্বদা শিক্ষকের কাছ থেকে দূরে থাকা
[গ] শিক্ষককে ভয় করা
[ঘ] নিয়মিত শরীর চর্চা করা
৩২৩. কোনটি শিক্ষার্থীর কর্তব্যের অন্তর্ভুক্ত নয়? (জ্ঞান)
[ক] শিক্ষকদের সম্মান করা
[খ] লেখাপড়া করা
✅ রাজনীতি নিয়ে উদ্বিগ্ন থাকা
[ঘ] বিদ্যালয়ের আসবাবপত্র সংরক্ষণ করা
৩২৪. যিনি আমাদের শিক্ষা দেন তিনি কে? (জ্ঞান)
✅ শিক্ষক
[খ] শিক্ষার্থী
[গ] শিক্ষাঙ্গন
[ঘ] শিক্ষাবিদ
৩২৫. পৃথিবীর সবচেয়ে সম্মান ও মর্যাদার পেশা কী? (জ্ঞান)
[ক] কৃষি
[খ] রাজনীতি
✅ শিক্ষকতা
[ঘ] ব্যবসা
৩২৬. হযরত মুহাম্মদ (স) নিজেকে কী হিসেবে পরিচয় দিয়েছেন? (জ্ঞান)
✅ শিক্ষক
[খ] কৃষক
[গ] ইয়াতিম
[ঘ] ব্যবসায়ী
৩২৭. আকলিমার বাবা একজন আদর্শবান শিক্ষক। তার মধ্যে নিচের কোন বিষয়টির জ্ঞান থাকা খুবই জরুরি? (উচ্চতর দক্ষতা)
✅ ধর্মীয় দর্শন ও অন্যান্য জীবন দর্শন
[খ] নিয়ম-নীতি সম্পর্কিত বিষয়
[গ] ছাত্রদের মন জয়কারী বিষয়সমূহ
[ঘ] সমসাময়িক বিষয়
৩২৮. করিমের বাবার কাছে ছাত্ররা সব সময় তাদের পড়াশুনাজনিত সমস্যার সমাধান পায়। তিনি সুন্দর ও সাবলীলভাবে ছাত্রদের প্রতিটি বিষয় বুঝিয়ে দেন। শিক্ষক হিসেবে তিনি কেমন? (প্রয়োগ)
[ক] সচেতন
✅ গভীর জ্ঞানের অধিকারী
[গ] মানবতাবাদী
[ঘ] মমত্ববোধসম্পন্ন
৩২৯. জনাব খোরশেদ একজন শিক্ষক। তিনি সব সময় শালীন পোশাক পরিধান করেন। তিনি বিশুদ্ধ উচ্চারণ ও অনন্য প্রকাশ ভঙ্গি দ্বারা ছাত্রদের শিক্ষাদান করেন। তাকে আমরা কেমন শিক্ষক বলব? (প্রয়োগ)
[ক] মানবতাবাদী
✅ ব্যক্তিত্বসম্পন্ন
[গ] গভীর জ্ঞানের অধিকারী
[ঘ] মমত্ববোধসম্পন্ন
৩৩০. আদর্শ জাতি গঠনের কারিগর কে? (জ্ঞান)
[ক] শিক্ষার্থী
✅ শিক্ষক
[গ] ব্যবসায়ী
[ঘ] মালিক
৩৩১. পিতামাতার পরে কার মর্যাদা বেশি? (জ্ঞান)
[ক] বন্ধুর
✅ শিক্ষকের
[গ] ছাত্রের
[ঘ] ভাইয়ের
৩৩২. শিশুদেরকে প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন কে? (জ্ঞান)
[ক] মাতাপিতা
[খ] ভাইবোন
[গ] আত্মীয়স্বজন
✅ শিক্ষক
৩৩৩. কারা অনুকরণপ্রিয়? (জ্ঞান)
✅ শিশুরা
[খ] ছাত্ররা
[গ] ছেলেরা
[ঘ] মেয়েরা
৩৩৪. আমরা শিক্ষকের সম্মান করব কেন? (অনুধাবন)
[ক] আমাদের ধন-সম্পদ দান করেন বলে
[খ] আমাদের ভালোবাসেন বলে
[গ] আমাদের লালন পালন করেন বলে
✅ আমাদের জ্ঞান দান করেন বলে
৩৩৫. শিক্ষার্থীরা কার শিক্ষা কাজে লাগিয়ে পরিণত বয়সে সার্বিক উন্নতি লাভ করে থাকে? (জ্ঞান)
✅ শিক্ষকের
[খ] জ্ঞানীর
[গ] পিতামাতার
[ঘ] প্রবীণ ব্যক্তির
৩৩৬. ছাফা বিদ্যালয়ে যাওয়ার সময় শিক্ষকের সাথে সাক্ষাত হলে সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করে। শিক্ষক সালামের জবাব দিয়ে তার জন্য দোয়া করেন। তাদের এরূপ কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)
[ক] কর্তব্য
[খ] বিনয়
[গ] ভয়
✅ ছাত্র-শিক্ষক সম্পর্ক
৩৩৭. ছাত্র-শিক্ষকের সম্পর্ক কেমন? (অনুধাবন)
✅ পিতাপুত্রের সম্পর্কের ন্যায়
[খ] ভাইবোনের সম্পর্কের ন্যায়
[গ] বন্ধুবান্ধবের সম্পর্কের ন্যায়
[ঘ] আত্মীয়স্বজন সম্পর্কের ন্যায়
৩৩৮. ইসলামের চতুর্থ খলিফা কে? (জ্ঞান)
[ক] হযরত উমর (রা)
✅ হযরত আলি (রা)
[গ] হযরত উসমান (রা)
[ঘ] হযরত আবু বকর (রা)
৩৩৯. আনোয়ার তার শিক্ষককে মনিবের মতো সম্মান করে। কোন সাহাবির আদার্শের সাথে তার মিল পাওয়া যায়? (প্রয়োগ)
✅ হযরত আলি (রা)- এর
[খ] হযরত আনাস (রা)-এর
[গ] হযরত বেলাল (রা)-এর
[ঘ] হযরত উসমান (রা)-এর
৩৪০. হযরত আলি (রা)-এর মতে ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন? (অনুধাবন)
[ক] পিতা-পুত্রের সম্পর্ক
[খ] বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
✅ ভৃত্য-মনিব সম্পর্ক
[ঘ] আত্মীয়স্বজন সম্পর্ক
৩৪১. কে পরম ভক্তি ও শ্রদ্ধার পাত্র? (উচ্চতর দক্ষতা)
✅ শিক্ষক
[খ] ব্যবসায়ী
[গ] চাকরিজীবী
[ঘ] ধনী লোক
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৪২. শিক্ষকগণ শিক্ষার্থীকে শিক্ষা দেন- (প্রয়োগ)
i. শিষ্টাচার
ii. আদব-কায়দা
iii. বিনয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪৩. আদর্শ শিক্ষার্থীরা নিয়মিত- (প্রয়োগ)
i. লেখাপড়া করে
ii. শ্রেণিকক্ষের বাইরে থাকে
iii. শ্রেণিতে উপস্থিত থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৪৪. সবসময় শিক্ষকদের সাথে- (অনুধাবন)
i. নম্র আচরণ করা উচিত
ii. ভদ্র আচরণ করা উচিত
iii. উত্তম আচরণ করা উচিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪৫. একজন শিক্ষার্থীর উচিত- (উচ্চতর দক্ষতা)
i. শরীর পরিচ্ছন্ন রাখা
ii. পোশাক পরিচ্ছন্ন রাখা
iii. নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪৬. শিক্ষকতা হলো- (অনুধাবন)
i. সম্মানের পেশা
ii. মর্যাদার পেশা
iii. মর্যাদাহীনতার পেশা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৪৭. মুয়াবিয়া (রা) বলেন, ‘আমি তাঁর পূর্বে ও পরে তাঁর চেয়ে সুন্দর শিক্ষাদানকারী শিক্ষক আর দেখি নি।’ এখানে ইঙ্গিত করা হয়েছে- (প্রয়োগ)
i. মহানবি (স)-এর প্রতি
ii. হযরত আলি (রা)-এর প্রতি
iii. হযরত মুসা (আ)-এর প্রতি
নিচের কোনটি সঠিক?
✅ র
[খ] ii
[গ] iii
[ঘ] i ও ii
৩৪৮. একজন ভালো শিক্ষক প্রতিষ্ঠানের প্রতি হবেন- (অনুধাবন)
i. আন্তরিক
ii. দরদি
iii. যত্নবান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪৯. জলিল সাহেব একজন আদর্শ শিক্ষক। সুতরাং আদর্শ প্রচারে তিনি হবেন- (উচ্চতর দক্ষতা)
i. কৌশলী
ii. সাহসী
iii. ভীরু
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫০. শিক্ষকরা ছাত্রদের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন- (অনুধাবন)
i. সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখে
ii. একটি বিষয় বারবার বলে
iii. প্রতিষ্ঠিত হওয়ার বাসনা তৈরি করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫১. কাওসার সাহেব আখিরাতের কল্যাণকে সামনে রেখে শিক্ষার্থীদের দয়া ও ভালোবাসা দিয়ে পাঠদান করেন। তিনি- (প্রয়োগ)
i. একজন ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষক
ii. একজন আদর্শবান শিক্ষক
iii. একজন ভালোবাসাসম্পন্ন শিক্ষক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫২. বরকত সাহেবকে সবাই আদর্শবান শিক্ষক হিসেবে সম্বোধন করেন। যেসব গুণের জন্য তিনি এ খ্যাতি পেয়েছেন- (প্রয়োগ)
i. কাজে কৌশলী ও সাহাসী হয়ে
ii. কথা ও কাজে মিল রেখে চলাফেরা করেন
iii. ছাত্রদের দয়া ও ভালোবাসা দিয়ে পাঠদান করেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫৩. একজন ভালো শিক্ষক গভীর জ্ঞানের অধিকারী হন। কারণ তিনি- (উচ্চতর দক্ষতা)
i. সবসময় জ্ঞানচর্চা করেন
ii. মানসিক ভারসাম্য বজায় রাখেন
iii. সমসাময়িক বিষয়ে ধারণা রাখেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫৪ ও ৩৫৫ নং প্রশ্নের উত্তর দাও :
জীবন নিয়মিত লেখাপড়া করে। নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকে। সে শিক্ষককে সম্মান করে। এজন্য সবাই তাকে ভালোবাসে।
৩৫৪. জীবনকে আমরা কী বলব? (প্রয়োগ)
[ক] ভালো ছেলে
[খ] ভালো সহপাঠী
[গ] শিক্ষানবিশ
✅ আদর্শ শিক্ষার্থী
৩৫৫. জীবনের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. শিক্ষকগণের আদেশ-নিষেধ মেনে চলা
ii. শরীর ও পোশাক-পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখা
iii. নিয়মিত শ্রেণিতে আলোচনা করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫৬ ও ৩৫৭নং প্রশ্নের উত্তর দাও :
আনিকা ও আনিশা একই স্কুলে পড়ে। তাদের চালচলনে বৈপরীত্য লক্ষণীয়। আনিকা দেখা সাক্ষাতে সবাইকে সালাম দেয়। কুশল বিনিময় করে, পক্ষান্তরে আনিশা দেখা সাক্ষাতে কাউকে সালাম করে না। কুশল বিনিময় করে না। শিক্ষকগণ আনিকাকে খুব পছন্দ করে।
৩৫৬. আনিকার এরূপ আচরণকে কী বলা যায়? (প্রয়োগ)
[ক] আখলাকে বারিদা
[খ] আখলাকে যামিমাহ
✅ আখলাকে হামিদাহ
[ঘ] আখলাকে মারিদা
৩৫৭. আনিশার উচিত- (উচ্চতর দক্ষতা)
i. শিক্ষকদের সালাম দেওয়া
ii. সবার সাথে কুশল বিনিময় করা
iii. সমালোচনা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-১১ : শিক্ষা ও নৈতিকতা 📚 বোর্ড বই, পৃষ্ঠা ১০৪
✍️ ইসলামি জীবনব্যবস্থায় নৈতিকতার গুরুত্ব SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অপরিসীম।
✍️ নীতিহীন ও চরিত্রহীন মানুষ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট।
✍️ নৈতিকশিক্ষা ইসলামি শিক্ষার SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অবিচ্ছেদ্য অংশ।
✍️ জাতির মেরুদণ্ড SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | শিক্ষা।
✍️ ইসলাম শিক্ষার মূল উৎস ২টি।
✍️ ইসলাম শিক্ষার প্রথম উৎস SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | আল-কুরআন।
✍️ জীবনের শ্রেষ্ঠ সম্পদ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | উত্তম চরিত্র।
✍️ মানব হৃদয়কে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | শিক্ষা।
✍️ ব্যক্তির মৌলিক মানবীয় গুণ হলো SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | নৈতিকতা।
✍️ সবচেয়ে মূল্যবান সম্পদ হলো SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সুন্দর চরিত্র।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৫৮. মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে কোনটি? (জ্ঞান)
[ক] পিতামাতা
✅ শিক্ষা
[গ] বন্ধুবান্ধব
[ঘ] আত্মীয় স্বজন
৩৫৯. যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে পূর্ণাঙ্গ ও পরিপূর্ণরূপে তুলে ধরা হয়েছে তাকে কী বলে? (জ্ঞান)
✅ ইসলাম শিক্ষা
[খ] শিক্ষা
[গ] সাধারণ শিক্ষা
[ঘ] নৈতিক শিক্ষা
৩৬০. দবির হোসেন ‘ক’ নামক শিক্ষাকে পূর্ণাঙ্গ ও পরিপূর্ণরূপে তুলে ধরেছেন। এখানে ‘ক’ বলতে কোন শিক্ষাকে বুঝানো হয়েছে? (প্রয়োগ)
✅ ইসলামি শিক্ষা
[খ] পার্থিব শিক্ষা
[গ] দুনিয়াবি শিক্ষা
[ঘ] সাধারণ শিক্ষা
৩৬১. ইসলাম শিক্ষার তৃতীয় উৎস কোনটি? (জ্ঞান)
[ক] কুরআন
✅ ইজমা
[গ] হাদিস
[ঘ] কিয়াস
৩৬২. ইসলাম শিক্ষার চতুর্থ উৎস কোনটি? (জ্ঞান)
[ক] কুরআন
[খ] ইজমা
[গ] হাদিস
✅ কিয়াস
৩৬৩. রাসুল (স) কোন ব্যক্তিকে সর্বোত্তম বলে অভিহিত করেছেন? (জ্ঞান)
[ক] শিক্ষককে
[খ] ইমামকে
✅ নৈতিকতাসম্পন্ন ব্যক্তিকে
[ঘ] ইমামকে
৩৬৪. জাহাঙ্গীর সাহেব ইসলাম শিক্ষার মাধ্যমে নৈতিকতা অর্জন করেছেন। এর ফলে তার জীবন কেমন হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] কষ্টকর ও সরল
[খ] অনুন্নত ও অসচ্ছল
✅ সুন্দর ও উন্নত
[ঘ] নিকৃষ্ট ও অবহেলিত
৩৬৫. ইসলাম পার্থিব জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দিয়েছে। তবে তার বিধান হলো- (উচ্চতর দক্ষতা)
✅ নৈতিকতার সমন্বয় থাকতে হবে
[খ] উপার্জনে সহায়ক হতে হবে
[গ] গরিবের কল্যাণে আসতে হবে
[ঘ] সমাজের আলেম শ্রেণির উপকারে আসতে হবে
৩৬৬. মানুষকে ইমান ও নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলেন কে? (জ্ঞান)
[ক] হযরত আদম (আ)
✅ হযরত মুহাম্মদ (স)
[গ] হযরত দাউদ (আ)
[ঘ] হযরত মুসা (আ)
৩৬৭. মহানবি (স) নীতিবান লোককে কী হিসেবে অভিহিত করেছেন? (জ্ঞান)
[ক] মুত্তাকি
✅ পরিপূর্ণ মুমিন
[গ] আলেম
[ঘ] মুরতাদ
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬৮ ও ৩৬৯ নং প্রশ্নের উত্তর দাও :
সমাজ সেবক মানিক বরাবরই গ্রামে একজন সৎ এবং আদর্শবান মানুষ হিসেবে পরিচিত। তিনি ইসলাম সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে তা নিজের পরিবার এবং সমাজে যথাযথভাবে প্রয়োগ করার চেষ্টা করছেন।
৩৬৮. অনুচ্ছেদে শিক্ষার সাথে কিসের সম্পর্ক পরিলক্ষিত হচ্ছে? (প্রয়োগ)
[ক] মনের
✅ নৈতিকতার
[গ] উপার্জনের
[ঘ] আত্মার
৩৬৯. উক্ত সম্পর্ক একজন মানুষকে- (উচ্চতর দক্ষতা)
i. প্রকৃত মানুষে পরিণত করে
ii. অর্থ উপার্জনে সহায়তা করে
iii. পূর্ণ ইমানদার হিসেবে তৈরি করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-১২ ও ১৩ : জিহাদ, জিহাদ সন্ত্রাসবাদ 📚 বোর্ড বই, পৃষ্ঠা ১০৬-১০৭
✍️ জ্ঞানের সাহায্যে জিহাদকে বলে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | জিহাদে কাবির।
✍️ জিহাদের সর্বোচ্চ স্তর হলো SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা।
✍️ জিহাদ অর্থ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | চেষ্টা।
✍️ ইসলামের দৃষ্টিতে জিহাদ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ৩ প্রকার।
✍️ ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করা SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | জিহাদের সর্বোচ্চ স্তর।
✍️ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামই SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | জিহাদ।
✍️ যে ব্যক্তি স্বীয় নফসের সাথে জিহাদ করে সে প্রকৃত SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | মুজাহিদ।
✍️ স্বীয় নফসের সাথে জিহাদ করা হলো SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সবচেয়ে বড় জিহাদ।
✍️ সন্ত্রাসবাদের আরবি প্রতিশব্দ SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | ইরহাব।
✍️ ইসলাম মানুষকে শিখিয়েছে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | মানবতা।
✍️ জিহাদের মাধ্যমে SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অবসান ঘটে জুলুমের।
✍️ অন্যায়ভাবে ক্ষমতা দখল হলো SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সন্ত্রাসবাদের উদ্দেশ্য।
✍️ মানুষকে সত্যনিষ্ঠ ও নৈকিতগুণে গুণান্বিত করা SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | জিহাদের উদ্দেশ্য।
✍️ রাসুল (স) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেন SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | প্রায় একশ জিহাদে।
✍️ আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | জিহাদের মাধ্যমে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৭০. জিহাদ কোন জাতীয় শব্দ? (জ্ঞান)
✅ আরবি
[খ] ফারসি
[গ] উর্দু
[ঘ] গুজরাটি
৩৭১. জিহাদ অর্থ কী? (জ্ঞান)
[ক] যুদ্ধ করা
[খ] জ্ঞানার্জন করা
[গ] বল প্রয়োগ করা
✅ সাধনা করা
৩৭২. জিহাদ অর্থ নয় কোনটি? (জ্ঞান)
[ক] চেষ্টা করা
[খ] সাধনা করা
[গ] সংগ্রাম করা
✅ পবিত্র যুদ্ধ
৩৭৩. সত্য ও ন্যায়ের পক্ষে এবং অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সব ধরনের চেষ্টার নাম কী? (জ্ঞান)
✅ জিহাদ
[খ] যুদ্ধ
[গ] নৈতিকতা
[ঘ] সততা
৩৭৪. নিচের কোনটি ব্যাপক অর্থবোধক শব্দ? (জ্ঞান)
✅ জিহাদ
[খ] গাজী
[গ] মুজাহিদ
[ঘ] শহিদ
৩৭৫. জিহাদের একমাত্র উদ্দেশ্য কী হওয়া উচিত? (উচ্চতর দক্ষতা)
✅ আল্লাহর সন্তুষ্টি অর্জন
[খ] রাজ্য দখল
[গ] শহিদ হওয়া
[ঘ] বীরত্ব প্রদর্শন
৩৭৬. জিহাদ কার সন্তুষ্টির জন্য করা হয়? (জ্ঞান)
[ক] নবি-রাসুলগণের
✅ আল্লাহর
[গ] ফেরেশতাদের
[ঘ] মানুষের
৩৭৭. “তোমরা আল্লাহর পথে জিহাদ কর যেভাবে জিহাদ করা উচিত” এটি কোন সূরার আয়াত? (প্রয়োগ)
[ক] সূরা তাহা
[খ] সূরা আরাফ
[গ] সূরা আন-নাহল
✅ সূরা আল-হাজ
৩৭৮. শামিম জুলুম ও শোষণের অবসান ঘটিয়ে মানুষকে ইনসাফ ও ন্যায়ের সুশীতল ছায়াতলে নিয়ে আসতে চায়। এজন্য তাকে কী করতে হবে? (প্রয়োগ)
[ক] যুলুমের অবসান ঘটাতে হবে
[খ] মানুষকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে
[গ] শোষণের অবসান ঘটাতে হবে
✅ জিহাদ করতে হবে
৩৭৯. কারা আল্লাহর পথে যুদ্ধ করে? (অনুধাবন)
[ক] ইমানদারগণ
✅ মুজাহিদগণ
[গ] পুণ্যবানগণ
[ঘ] সাহসী মুসলমানগণ
৩৮০. সাজু একটি অফিসে চাকরি করে। তার সুদ ও ঘুষ খাওয়ার সুযোগ থাকলেও নিজেকে তা থেকে দূরে রাখে। তার এ কাজটি ইসলামের দৃষ্টিতে- (প্রয়োগ)
✅ নফসের বিরুদ্ধে জিহাদ
[খ] জ্ঞানের সাহায্যে জিহাদ
[গ] ইসলামের বিরুদ্ধে জিহাদ
[ঘ] শয়তানের বিরুদ্ধে জিহাদ
৩৮১. নিজের নফসের সাথে জিহাদ করাকে কী বলে? (জ্ঞান)
[ক] জিহাদে আসগর
[খ] জিহাদে কাবির
✅ জিহাদে আকবর
[ঘ] জিহাদে হক
৩৮২. ইবলিস ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা কোন ধরনের জিহাদ? (জ্ঞান)
[ক] ছোট জিহাদ
✅ বড় জিহাদ
[গ] মধ্যম জিহাদ
[ঘ] যাহিরি জিহাদ
৩৮৩. বড় জিহাদ কীভাবে করা যায়? (অনুধাবন)
[ক] দেশদ্রোহীর বিরুদ্ধে জিহাদ করে
✅ কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে
[গ] মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে
[ঘ] কাফিরদের বিরুদ্ধে জিহাদ করে
৩৮৪. রফিকুল সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় লেখালেখি করে। তার এ লেখালেখি কোন জিহাদের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] জিহাদে সগীর
✅ জিহাদে কাবির
[গ] জিহাদে আসগর
[ঘ] ছোট জিহাদ
৩৮৫. জিহাদের সর্বোচ্চ স্তর কোনটি? (জ্ঞান)
✅ ইসলামের শত্রুর বিরুদ্ধে জিহাদ
[খ] নফসের বিরুদ্ধে জিহাদ
[গ] অন্যায়ের বিরুদ্ধে জিহাদ
[ঘ] আত্মার বিরুদ্ধে জিহাদ
৩৮৬. জামাল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুপ্রবৃত্তি ও শয়তানের প্ররোচনা থেকে নিজেকে মুক্ত রাখতে সর্বদা চেষ্টা করে। সে কী ফজিলত লাভ করবে? (উচ্চতর দক্ষতা)
[ক] সার্বিক মর্যাদা
[খ] ইহলৌকিক উন্নতি
[গ] সুনাম-সুখ্যাতি
✅ জাহান্নামের আগুন স্পর্শ করবে না
৩৮৭. সন্ত্রাসবাদের আরবী প্রতিশব্দ কোনটি? (অনুধাবন)
✅ আল-ইরহাব
[খ] আল-আরহাম
[গ] আল-জিহাদ
[ঘ] আল-কিতাল
৩৮৮. পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডবলীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করাকে কী বলা হয়? (অনুধাবন)
✅ সন্ত্রাসবাদ
[খ] যুদ্ধ
[গ] হত্যা
[ঘ] জিহাদ
৩৮৯. একশ্রেণির লোক জিহাদ ও সন্ত্রাসকে এক করে ফেলছে কেন? (অনুধাবন)
[ক] ইসলামের সাথে শত্রুতার কারণে
[খ] জিহাদ ও সন্ত্রাস একই হওয়ার কারণে
[গ] জিহাদ সন্ত্রাসের নামান্তর বলে
✅ ইসলামি জ্ঞানের স্বল্পতার কারণে
৩৯০. অন্যায় ও অনৈতিকভাবে বল প্রয়োগ করা হলো- (অনুধাবন)
[ক] জিহাদ
✅ সন্ত্রাসবাদ
[গ] গণতন্ত্র
[ঘ] সমাজতন্ত্র
৩৯১. রাসুল (স) কতগুলো জিহাদে অংশ গ্রহণ করেছিলেন? (অনুধাবন)
✅ প্রায় ১০০
[খ] প্রায় ১৫০
[গ] প্রায় ৫০
[ঘ] প্রায় ২০০
৩৯২. রাসুলুল্লাহ (স)-এর অংশ নেওয়া সবগুলো জিহাদ মিলিয়ে উভয় পক্ষে কত লোকের প্রাণহানি ঘটেছিল? (অনুধাবন)
[ক] ২০০ এর কম
[খ] ৩০০ এর কম
[গ] ৪০০ এর কম
✅ ৫০০ এর কম
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৯৩. জিহাদ বলতে বোঝায়- (অনুধাবন)
i. সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম
ii. আল্লাহর দীনকে সমুন্নত রাখার চেষ্টা
iii. হত্যা ও প্রতিশোধ নেয়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৯৪. জিহাদের উদ্দেশ্য- (উচ্চতর দক্ষতা)
i. বান্দাকে কুপ্রবৃত্তি থেকে রক্ষা করা
ii. যুদ্ধ করার উপযুক্ত করে গড়ে তোলা
iii. শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৯৫. সন্ত্রাসবাদের উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. ক্ষমতা দখল
ii. লুটতরাজ
iii. সম্পদ অর্জন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৯৬. ইসলামের সাথে সম্পর্ক নেই- (অনুধাবন)
i. জঙ্গিবাদের
ii. জিহাদের
iii. খুন-খারাবির
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৯৭. কুপ্রবৃত্তি দমন করাকে বলে- (অনুধাবন)
i. বড় জিহাদ
ii. বাতিনী জিহাদ
iii. জিহাদে আকবর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৯৮ও ৩৯৯ নং প্রশ্নের উত্তর দাও :
মানিক সাহেব একটি সরকারি অফিসে চাকরি করেন। অবৈধভাবে অর্থ উপার্জনের নানা সুযোগ থাকলেও তিনি তা থেকে দূরে থাকেন এবং সৎভাবে জীবনযাপন করেন।
৩৯৮. মানিক সাহেবের কাজে কোন জিহাদের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে? (প্রয়োগ)
[ক] শয়তানের বিরুদ্ধে জিহাদ[ক] জ্ঞানের সাহায্যে জিহাদ
✅ নফসের বিরুদ্ধে জিহাদ
[ঘ] ইসলামের শত্রুর বিরুদ্ধে জিহাদ
৩৯৯. এ ধরনের জিহাদের মূল উদ্দেশ্য- (উচ্চতর দক্ষতা)
i. আল্লাহর সন্তুষ্টি অর্জন
ii. আত্মার পরিশুদ্ধি
iii. সামাজিক সম্মান অর্জন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০০ ও ৪০১ নং প্রশ্নের উত্তর দাও :
ইসলাম জিহাদের মাধ্যমে মুসলমানদের রক্তপাত করতে শেখায়নি। কিন্তু বর্তমানে জিহাদের নামে খুন, হত্যা, রাহাজানি করা হচ্ছে।
৪০০. জিহাদের নামে এ ধরনের আচরণকে কী বলা যায়? (প্রয়োগ)
[ক] জিহাদ
✅ সন্ত্রাসবাদ
[গ] ট্যুরিজম
[ঘ] ফ্যাসিবাদ
৪০১. এ ধরনের কাজের উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. ক্ষমতা দখল
ii. সম্পদ অর্জন করা
iii. নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০২ ও ৪০৩ নং প্রশ্নের উত্তর দাও :
বিকেল বেলা ছাদে গিয়ে রায়সা দেখল কতিপয় মহিলা একত্রিত হয়ে একে অন্যের গিবত করছে। রায়সা তাদেরকে গিবত করতে নিষেধ করে বলল, গিবত করা মৃত ভাই-এর গোশত খাওয়ার মতো।
৪০২. রায়সার কাজে কোন জিহাদের বৈশিষ্ট্য প্রকাশিত হলো? (প্রয়োগ)
[ক] নফসের বিরুদ্ধে জিহাদ
✅ জ্ঞানের সাহায্যে জিহাদ
[গ] ইসলামের শত্রুর বিরুদ্ধে জিহাদ
[ঘ] শয়তানের বিরুদ্ধে জিহাদ
৪০৩. এ ধরনের জিহাদের প্রকৃত উদ্দেশ্য কী? (উচ্চতর দক্ষতা)
✅ আল্লাহর সন্তুষ্টি অর্জন
[খ] রাসুলের সন্তুষ্টির অর্জন
[গ] সমাজে সম্মান পাওয়া
[ঘ] সবার কাছে ভালো হওয়া
অধ্যায়ের পাঠ সমন্বিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪০৪. মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্ন ধরনের ইবাদতে নিজেদের নিয়োজিত রাখে। এর মাধ্যমে প্রকাশিত হয়- (উচ্চতর দক্ষতা)
i. রাসুল (স)-এর প্রতি আনুগত্য
ii. আল্লাহর প্রতি আনুগত্য
iii. আল্লাহর দাসত্ব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪০৫. সালাত ও সাওম হলো- (অনুধাবন)
i. হাক্কুল্লাহ
ii. হাক্কুল ইবাদ
iii. ফরজ
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৪০৬. জনাব হাসিবুর রহমান প্রতিদিন পাঁচবার মসজিদে গিয়ে এক ধরনের ইবাদত করেন। এটি যে ধরনের ইবাদতের সাথে সাদৃশ্যপূর্ণ- (প্রয়োগ)
i. সালাত
ii. নামায
iii. রোযা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪০৭. মুমিন-মুসলমানরা জাতীয় ঐক্যের শিক্ষা লাভ করে- (উচ্চতর দক্ষতা)
i. জামাআতে সালাত আদায়ের মাধ্যমে
ii. ইমামের অনুসরণের মাধ্যমে
iii. পরস্পরের সাথে দেখা হওয়ার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪০৮. সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে বলে- (অনুধাবন)
i. সাওম
ii. নামায
iii. রোযা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪০৯. আলতাফ সাহেব যাকাতের অর্থ দান করে কিছু মানুষকে স্বাবলম্বী করে তুলেছেন। তার এ কাজের মাধ্যমে- (প্রয়োগ)
i. অভাবীরা অভাবমুক্ত হয়েছে
ii. আল্লাহর বিধান পালিত হয়েছে
iii. আল্লাহর বিধান লঙ্ঘিত হয়েছে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪১০. মহান আল্লাহ মুসলমানদের ওপর যাকাত ফরজ করেছেন, কারণ যাকাত- (উচ্চতর দক্ষতা)
i. সামাজিক বৈষম্য দূর করে
ii. নৈতিক পরিশুদ্ধতা দান করে
iii. উৎপাদন বৃদ্ধি ও বেকারত্ব হ্রাসে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪১১. ধনাঢ্য ব্যবসায়ী মফিজ সাহেবের হজের সামর্থ্য থাকা সত্তে¡ও তিনি হজ করছেন না। তার কাজে লঙ্ঘিত হচ্ছে- (প্রয়োগ)
i. আল্লাহর বিধান
ii. রাষ্ট্রের বিধান
iii. রাসুল (স)-এর নির্দেশ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪১২. আদনান সারাদিন ইটের ভাটায় কাজ করে যে মজুরি পায় তাই দিয়ে সংসারের খরচ মেটায়। ইসলামের দৃষ্টিতে তার উপার্জন- (প্রয়োগ)
i. হালাল
ii. উত্তম ও পবিত্র
iii. আল্লাহর বিধানের অন্তর্ভুক্ত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪১৩. মালিক ও শ্রমিক শ্রেণির ইসলাম প্রদত্ত আদর্শ শ্রমনীতি অনুসরণ করা উচিত। তাহলে- (উচ্চতর দক্ষতা)
i. দেশের কল্যাণ হবে
ii. ইসলামের কল্যাণ হবে
iii. জাতির কল্যাণ হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪১৪. হাদিস হলো- (অনুধাবন)
i. মহানবি (স)-এর বাণী, কাজ ও মৌনসম্মতি
ii. ইসলাম শিক্ষার দ্বিতীয় উৎস
iii. আল্লাহ তায়ালার বাণী ও বিধান
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪১৫. ইসলাম শিক্ষার ভিত্তি যে মূলনীতির উপর প্রতিষ্ঠিত তা হলো- (অনুধাবন)
i. তাওহিদ
ii. রিসালাত
iii. আখিরাত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪১৬. ইসলামি শিক্ষার উৎস হলো- (অনুধাবন)
i. ইজমা
ii. কিয়াস
iii. কুরআন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪১৭. পারভীন শিক্ষকতাকে প্রিয় পেশা হিসেবে গ্রহণ করেছেন। কারণ এটি- (উচ্চতর দক্ষতা)
i. অধিক রোজগারে সাহায্য করে
ii. অধিক সম্মান ও মর্যাদার পেশা
iii. স্বয়ং রাসুল (স) শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন তাই
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪১৮ ও ৪১৯ নং প্রশ্নের উত্তর দাও :
স্কুলের টিফিনের সময় ইমরান তার বন্ধু জামালকে নামায আদায়ের জন্য ডাকল। কিন্তু জামাল তাকে অগ্রাহ্য করে টিফিন করে ক্লাসে গিয়ে বসল। ইমরান মনে খুব কষ্ট পেল।
৪১৮. জামাল কোনটি অগ্রাহ্য করল? (প্রয়োগ)
[ক] সামাজিক বিধান
[খ] স্কুলের বিধান
✅ আল্লাহর বিধান
[ঘ] রাসুল (স) এর বিধান
৪১৯. জামাল তার কাজের ফলে বঞ্চিত হবে- (উচ্চতর দক্ষতা)
i. আল্লাহর নৈকট্য লাভ থেকে
ii. অধিক সওয়াব লাভ থেকে
iii. সামাজিক সম্প্রীতি ও সাহায্য থেকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২০ ও ৪২১ নং প্রশ্নের উত্তর দাও :
আবদুল কাদির গ্রামের বিত্তশালী লোক। তিনি আল্লাহর এমন একটি বিধান পালন করেন, যার মাধ্যমে তিনি ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কত পীড়াদায়ক হতে পারে তা উপলব্ধি করতে পারেন।
৪২০. আবদুল কাদির আল্লাহর কোন বিধানটি পালন করেছেন? (প্রয়োগ)
[ক] সালাত
✅ সাওম
[গ] যাকাত
[ঘ] হজ
৪২১. উক্ত বিধানটির মৌলিক উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. সমাজে সম্মান বাড়ানো
ii. তাকওয়া অর্জন করা
iii. সম্পদ পরিশুদ্ধ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২২ ও ৪২৩নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মুহাম্মদ আলি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বছর বছর হজ করলেও তিনি সঠিক নিয়মে যাকাত আদায় করেন না।
৪২২. জনাব মুহাম্মদ আলির মনমানসিকতা আল্লাহর কোন আইনের লঙ্ঘন? (প্রয়োগ)
✅ ফরজ
[খ] সুন্নত
[গ] নফল
[ঘ] ওয়াজিব
৪২৩. ইসলামের দৃষ্টিতে জনাব মুহাম্মদ আলি- (উচ্চতর দক্ষতা)
i. আল্লাহর আইন অমান্য করেছেন
ii. গরিব-দুঃখীদের হক নষ্ট করেছেন
iii. নিজের মূলধন ঠিক রেখেছেন
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে আলোকে ৪২৪ ও ৪২৫ নং প্রশ্নের উত্তর দাও :
রানা জামিলের বাড়িতে কাজ করে। জামিল একজন সৎ মানুষ। তাই সে শ্রমিকের প্রতি অত্যাচার করে না। সে যা খায়, যা পরে রানাও তা খায়, তা পরে। জামিল রানাকে কোনো কঠিন কাজ দেয় না। কঠিন কাজ হলে রানার কাজে জামিল সাহায্য করে।
৪২৪. অনুচ্ছেদের জামিল- (প্রয়োগ)
i. শ্রমিকের হক আদায় করেন
ii. রাসুলের নির্দেশ পালন করেন
iii. হযরত উমর (রা)-এর নির্দেশ পালন করেন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪২৫. অনুচ্ছেদের জামিলের কাজের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. জান্নাতে যাওয়ার পথ সুগম হবে
ii. শ্রমিকের হক আদায় হবে
iii. ধনসম্পদ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২৬ ও ৪২৭ নং প্রশ্নের উত্তর দাও :
রিদওয়ান ফল বিক্রি করে। সে ফলের মধ্যে ফরমালিন দেয়। এ কাজের জন্য একদিন সে নিজেকে অপরাধী ভাবতে থাকে। এমতাবস্থায় পরামর্শ নেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে গেলে তিনি বললেন, তোমাকে বৃহত্তম জিহাদ করতে হবে।
৪২৬. ইমাম সাহেব যে ইবাদত করতে বললেন তা কত প্রকার? (প্রয়োগ)
[ক] এক
[খ] দুই
✅ তিন
[ঘ] চার
৪২৭. উক্ত ইবাদত সংঘটিত হয়- (উচ্চতর দক্ষতা)
i. কাফেরের বিরুদ্ধে
ii. কুপ্রবৃত্তির বিরুদ্ধে
iii. মুনাফিকের বিরুদ্ধে
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও ii
[ঘ] ii ও iii
ok
ReplyDeletethanks its good
It’s very helpful for us.
Delete🥰👍
ReplyDeleteইমান ওকুফরের পার্থক্য কি
ReplyDelete