৯ম-১০ম শ্রেণির ইসলাম শিক্ষা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ইসলাম ও নৈতিক শিক্ষা
অধ্যায়-০২
Class 9-10 Islam Shikkha Guide and SSC Exam Preparation
Islam and Moral Studies Chapter-02
Islam & Moral Studies
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. لَا تَـقْـهَـرْ (লা-তাক্হার) অর্থ কী?
[ক] ধমক দেবেন না
[খ] নিষেধ করবেন না
[গ] আশ্রয় দেবেন না
✅ কঠোর হবেন না
২. ওহি লেখক সাহাবিদের সংখ্যা কত ছিল?
[ক] ২৮
✅ ৪২
[গ] ৪৭
[ঘ] ৮৬
৩. মক্কি সূরার বৈশিষ্ট্যে বর্ণনা করা হয়েছে-
i. শিরক-কুফরের পরিচয়
ii. মুনাফিকদের ষড়যন্ত্রের কথা
iii. শরিয়তের সাধারণ নীতিমালা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪-৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আলম সাহেব গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। তিনি তাঁর ছোট ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদ দখল করে ছোট ভাইয়ের সন্তানদের বাড়ি থেকে বের করে দেন।
৪. আলম সাহেবের কাজের মাধ্যমে কাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে?
[ক] গরিবদের
[খ] অসহায়দের
✅ ইয়াতিমদের
[ঘ] বঞ্চিতদের
৫. আলম সাহেবের কাজের মাধ্যমে শরিয়তের কোন উৎসের বিধান লঙ্ঘিত হয়েছে?
✅ কুরআন
[খ] হাদিস
[গ] ইজমা
[ঘ] কিয়াস
৬. আলম সাহেবের কাজের জন্য তাকে কী বলা যায়?
[ক] ফাসিক
[খ] কাফির
✅ মুনাফিক
[ঘ] যালিম
বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ভিক্ষুকদের তিরস্কার না করে যথাসম্ভব সাহায্য করতে হবে। এটি কোন সূরার শিক্ষা? [সকল বোর্ড ’১৬]
[ক] আস-শামস
[খ] আল-ইনশিরাহ
✅ আদ-দুহা
[ঘ] আত-তীন
২. হিজরি কোন শতক হাদিস সংকলনের স্বর্ণযুক্ত? [সকল বোর্ড ’১৬]
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
✅ তৃতীয়
[ঘ] চতুর্থ
৩. ‘বরং এটি সম্মানিত কুরআন যা লাওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে’-আয়াতটি কোন সূরার অন্তর্গত? [সকল বোর্ড ’১৬]
[ক] বাকারা
[খ] আলে ইমরান
✅ আল-বুরুজ
[ঘ] আন-নিসা
৪. فَارْغَبْ (ফারগাব) শব্দের অর্থ কী? [সকল বোর্ড ’১৬]
[ক] আমি উচ্চ করেছি
[খ] আমি প্রশস্ত করেছি
[গ] অতঃপর পরিশ্রম করুন
✅ অনন্তর মনোনিবেশ করুন
৫. হাদিসের মূল বক্তব্যকে কী বলা হয়? [সকল বোর্ড ’১৬]
[ক] সনদ
[খ] রাবী
[গ] রেওয়ায়েত
✅ মতন
৬. যারা আল-কুরআনকে চিন্তা-গবেষণা করে পড়ে না তাদের অন্তরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? [সকল বোর্ড ’১৬]
[ক] শূন্য ঘর
✅ তালাবদ্ধ অন্তর
[গ] বিরান বাড়ি
[ঘ] পুরাতন দেয়াল
৭. ‘আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে।’- আয়াতটি দ্বারা ইসলামি শরিয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? [সকল বোর্ড ’১৬]
[ক] কুরআন
[খ] হাদিস
✅ ইজমা
[ঘ] কিয়াস
৮. ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক কুরআনের হাফিজ শাহাদাতবরণ করেন। ফলে হযরত উমর (রা) উদ্বিগ্ন হয়ে পড়েন। তার উদ্বিগ্ন হওয়ার কারণ- [সকল বোর্ড ’১৬]
[ক] অধিক সাহাবির শাহাদাতবরণ
[খ] মুসলমানদের পরাজয়ের আশঙ্কা
✅ কুরআন বিলুপ্তির আশঙ্কা
[ঘ] নেতৃত্বশূন্য হওয়ার আশঙ্কা
৯. যে হাদিসের ভাষা রাসুলুল্লাহ (স)-এর এবং ভাব আল্লাহ তায়ালার সেটি কোন ধরনের হাদিস? [সকল বোর্ড ’১৫]
[ক] মারফু
✅ কুদসি
[গ] মওকূফ
[ঘ] মাকতূ
১০. মাদানি সূরার বৈশিষ্ট্য হলো, এতে বর্ণিত হয়েছে- [সকল বোর্ড ’১৫]
[ক] তাওহিদ ও রিসালাত
[খ] আখিরাত ও কিয়ামত
[গ] শিরক ও কুফর
✅ হালাল ও হারাম
১১. اَلْـقَـمَـرُ (আল কামারু) শব্দের অর্থ কী? [সকল বোর্ড ’১৫]
[ক] সূর্য
✅ চন্দ্র
[গ] জ্যোতি
[ঘ] নক্ষত্র
১২. মুসলিম মনীষীগণ শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন? [সকল বোর্ড ’১৫]
✅ তিন
[খ] চার
[গ] পাঁচ
[ঘ] ছয়
১৩. বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন কাদের সাথে থাকবেন? [সকল বোর্ড ’১৫]
✅ শহিদ
[খ] হাফিজ
[গ] আলিম
[ঘ] মুমিন
১৪. রমযান মাসে তারাবির নামায বিশ রাকআত হওয়ার তথ্যসূত্র কোনটি? [সকল বোর্ড ’১৫]
[ক] কুরআন
[খ] সুন্নাহ
✅ ইজমা
[ঘ] কিয়াস
১৫. মকবুল মিয়া রাগের মাথায় তার ছাগলটিকে গলা টিপে হত্যা করে এবং পরে জবাই করে উহার গোশত খায়। মকবুল মিয়ার কাজটি- [সকল বোর্ড ’১৫]
[ক] হালাল
✅ হারাম
[গ] মুবাহ
[ঘ] মাকরূহ
১৬. “অতএব হে চক্ষুস্মানগণ। তোমরা শিক্ষা গ্রহণ কর।” - আয়াতখানা দ্বারা কোনটিকে বুঝানো হয়েছে? [সকল বোর্ড ’১৫]
[ক] কুরআন
[খ] সুন্নাহ
[গ] ইজমা
✅ কিয়াস
১৭. ইয়ামামার যুদ্ধ কার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] তোলায়হা
[খ] গোলাম আহমাদ
✅ মুসায়ালমা
[ঘ] সাজাহ
১৮. তূর পর্বতে কোন কিতাব নাজিল হয়েছে? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
✅ তাওরাত
[খ] যাবুর
[গ] ইনজিল
[ঘ] কুরআন
১৯. ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া এবং তাদের সম্পদ জোর করে দখল করা কাদের বৈশিষ্ট্য? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] লোভীদের
[খ] ইহুদিদের
✅ কাফির ও মুনাফিকদের
[ঘ] জালিমদের
২০. হাদিসের রাবি পরম্পরাকে কী বলা হয়? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
✅ সনদ
[খ] রিওয়ায়াত
[গ] মতন
[ঘ] তাদবীন
২১. ‘জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান’- এটি কোন সূরার শিক্ষা? [আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] সূরা আশ-শামস
[খ] সূরা আদ-দুহা
✅ সূরা আল-ইনশিরাহ
[ঘ] সূরা আল-মাউন
২২. সহিফা ‘আস-সাদিকা এর রচয়িতা হচ্ছেন- [আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] হযরত মুসআব ইবনে উমায়র (রা)
[খ] হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রা)
[গ] হযরত মুগিরা ইবনে শুবা (রা)
✅ হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা)
২৩. (খাফিফাতানে) শব্দের অর্থ? [আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] দুটি বাক্য
✅ খুবই সহজ
[গ] খুবই প্রিয়
[ঘ] খুবই ভারী
২৪. ‘নিশ্চয় আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? এটি কোন সূরার আয়াত?
[আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] সূরা মুহাম্মদ
[খ] সূরা আদ-দুখান
✅ সূরা আল-কামার
[ঘ] সূরা আল-বুরুজ
২৫. ‘ইসলামে বান্দার হক তথা মানবাধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে’- এটি কীসের মাধ্যমে জানা যায়? [আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] কুরআনের মাধ্যমে
[খ] হাদিস ও ইজমার মাধ্যমে
✅ কুরআন ও হাদিসের মাধ্যমে
[ঘ] কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের মাধ্যমে
২৬. ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের ওপর আমল করা- [গভ. ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] ফরজ
✅ ওয়াজিব
[গ] সুন্নত
[ঘ] মুস্তাহাব
২৭. কোন সময়ে প্রথম ইজমার ব্যবহার লক্ষ করা যায়? [মাইলস্টোন কলেজ, ঢাকা]
✅ রাসুলুল্লাহ (স)-এর সময়ে
[খ] সাহাবিগণের সময়ে
[গ] তাবিঈগণের সময়ে
[ঘ] আধুনিক যুগে
২৮. হাদিসও একপ্রকার- [ময়মনসিংহ জিলা স্কুল]
[ক] কুরআনের ব্যাখ্যা
✅ ওহি
[গ] সুন্নাহ
[ঘ] স্বপ্নাদেশ
২৯. যার ভাব, অর্থ ও মূলকথা আল্লাহ তায়ালার তা হলো- [ময়মনসিংহ জিলা স্কুল]
[ক] কুরআন
[খ] হাদিস
✅ হাদিসে কুদসি
[ঘ] মাকতু হাদিস
৩০. অর্থ- [ময়মনসিংহ জিলা স্কুল]
✅ নিঝুম হয়
[খ] বর্ণনা
[গ] সফলকাম
[ঘ] সুবিন্যস্ত
৩১. হারাম বস্তু নিষিদ্ধ হওয়ার মূল কারণ কী? [খুলনা জিলা স্কুল]
[ক] অপচয়
✅ অকল্যাণ
[গ] অতিরিক্ত
[ঘ] অযাচিত
৩২. শরিয়তের দ্বিতীয় উৎস কোনটি? [খুলনা জিলা স্কুল]
[ক] কুরআন
✅ সুন্নাহ
[গ] ইজমা
[ঘ] কিয়াস
৩৩. শরিয়ত শব্দের অর্থ[বরিশাল জিলা স্কুল]
✅ পথ
[খ] পুল
[গ] ইহকাল
[ঘ] হাশর
৩৪. “তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির জন্য তোমাদের আবির্ভাব”- এ আয়াত দ্বারা কীসের গুরুত্ব ও বৈধতা প্রমাণিত হয়? [বরিশাল জিলা স্কুল]
[ক] কিয়াস
[খ] হাদিস
✅ ইজমা
[ঘ] কুরআন
৩৫. আল্লাহ তায়ালা কদরের রাতে গোটা কুরআন কোথায় নাজিল করেন? [পাবনা জিলা স্কুল]
[ক] বাইতুল হামদ নামক স্থানে
[খ] বাইতুল মামুর নামক স্থানে
✅ বাইতুল ইযযাহ নামক স্থানে
[ঘ] বাইতুল্লাহ নামক স্থানে
৩৬. কোন খলিফা সরকারিভাবে হাদিস সংগ্রহ ও সংকলনের উদ্যোগ গ্রহণ করেন? [সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা]
[ক] হযরত আবু বকর (রা)
[খ] হযরত উমর (রা)
[গ] হযরত উসমান (রা)
✅ হযরত উমর ইবনে আব্দুল আযিয (রা
৩৭. ‘আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক।’-এটি কার উক্তি? [ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ আল্লাহ তায়ালা
[খ] মুহাম্মদ (স)
[গ] হযরত ঈসা (আ)
[ঘ] হযরত জিবরাইল (আ)
৩৮. আত্ তাজিরু- শব্দের অর্থ কী? [পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর]
✅ ব্যবসায়ী
[খ] চাকরিজীবী
[গ] লেখক
[ঘ] কর্মকার
৩৯. কুরআন শিক্ষাদানের জন্য রাসুলুল্লাহ (স) সাহাবিদের কোথায় প্রেরণ করতেন? [সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, খুলনা]
[ক] সিরিয়ায়
[খ] ফিলিস্তিনে
[গ] আবিসিনিয়ায়
✅ প্রত্যন্ত অঞ্চলে
৪০. ‘নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এটি কোন সুরার অন্তর্গত? [সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, খুলনা]
[ক] সুরা আত্তীন
[খ] সুরা আদ্দুহা
[গ] সুরা আল-কদর
✅ সুরা আল-ইনশিরাহ
৪১. সূরা আশ-শামস এর আয়াত সংখ্যা কত? [বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
[ক] ১৩টি
[খ] ১৪টি
✅ ১৫টি
[ঘ] ১৬টি
৪২. সূরা আদ-দুহা কুরআনের কততম সূরা? [বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
[ক] ৯২তম
✅ ৯৩তম
[গ] ৯৪তম
[ঘ] ৯৫তম
৪৩. সূরা আল-ইনশিরাহ কোথায় অবতীর্ণ হয়? [বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
✅ মক্কায়
[খ] মদিনায়
[গ] তায়েফে
[ঘ] জিদ্দায়
৪৪. সুন্নাতে যায়িদাহ এর উদাহরণ হলো- [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] ফজরের সুন্নত
[খ] যোহরের সুন্নত
✅ আসরের সুন্নত
[ঘ] মাগরিবের সুন্নত
৪৫. যে সমস্ত কাজের প্রতি রাসুল (স) উম্মতকে উৎসাহ প্রদান করেছেন, তাকে কী বলে? [ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
[ক] ওয়াজিব
[খ] সুন্নত
✅ মুস্তাহাব
[ঘ] মুবাহ
৪৬. ওয়াজিব অস্বীকার করলে মানুষ কী হয় না? [ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
[ক] মুুমিন
✅ কাফির
[গ] মুনাফিক
[ঘ] ফাসিক
৪৭. “আমার উম্মতের উত্তম ইবাদত হলো কুরআন তিলাওয়াত”- এটি কোন হাদিসে আছে? [ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
[ক] বুখারি
[খ] তিরমিযি
✅ বায়হাকি
[ঘ] আবু দাউদ
৪৮. সম্পূর্ণ কুরআন নাজিল হতে বছর লেগেছিলSSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ |
[সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, রাজশাহী]
[ক] ২০
✅ ২৩
[গ] ২৫
[ঘ] ২৭
৪৯. সর্বপ্রথম সংকলিত হাদিস গ্রন্থের নাম কী? [নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা]
[ক] বুখারি
[খ] মুসলিম
[গ] তিরমিযি
✅ মুয়াত্তা
৫০. জনৈক মুসলিম ব্যক্তির মৃত্যুর পর তার প্রতিবেশী জানাযায় অংশগ্রহণ করেননি। এতে সে ইসলামের কোন বিধান পালন করেননি? [ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] ফরজে আইন
✅ ফরজে কিফায়া
[গ] ওয়াজিব
[ঘ] সুন্নত
৫১. কুরআনের আয়াতের ক্রমধারা রক্ষা করা- [চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] ফরজ
[খ] ওয়াজিব
✅ সুন্নত
[ঘ] মুস্তাহাব
৫২. হালাল উপার্জনে কী নিহিত থাকে? [চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] আর্থিক লাভ
[খ] মর্যাদা লাভ
✅ কল্যাণ
[ঘ] পরিশ্রম
৫৩. ইসলাম শিক্ষার মূল উৎস কোনটি? [নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
৫৪. পবিত্র কুরআন নাযিলের সূচনা কোন শব্দ দ্বারা? [নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]
[ক] আলহামদু
[খ] কুল
[গ] ইয়াসিন
✅ ইকরা
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৫. রাসুলুল্লাহ (স) এর জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল। কারণ- [সকল বোর্ড ’১৬]
i. তখন আল-কুরআন নাযিল হচ্ছিল
ii. হাদিস ও কুরআনের সংমিশ্রণের আশঙ্কা ছিল
iii. আরবদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৫৬. রফিক একজন আদর্শ শিক্ষার্থী। তার বৈশিষ্ট্য হলো- [সকল বোর্ড ’১৬]
i. না বুঝে সবকিছু মুখস্থ করা
ii. সুশঙ্খল জীবন-যাপনে অভ্যস্ত হওয়া
iii.জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৫৭. মুমিন ব্যক্তি সর্বোচ্চ কল্যাণ লাভ করে- [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. যিকিরের মাধ্যমে
ii. সবরের মাধ্যমে
iii. শোকরের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫৮. তাকরিরি হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে এতে রাসূল (স) এর- [নওগাঁ জিলা স্কুল]
i. বক্তব্য অনুপস্থিত
ii. কর্ম অনুপস্থিত
iii. অনুমোদন উপস্থিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫৯. কাজের জন্য অতিরিক্ত অর্থের দাবি- [ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. জুলুমের শামিল
ii. ঘুষের শামিল
iii. মানবাধিকারের শামিল
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬০. আসমান থেকে একত্রে অবতীর্ণ হওয়া কিতাব- [পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর]
i. তাওরাত
ii. কুরআন
iii. ইঞ্জিল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬১. পবিত্র কুরআনের আলোকে জীবন গঠন করে জনাব তুহিন নিজেকে রক্ষা করতে পারবেন- [ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. পথভ্রষ্টতা থেকে
ii. গোমরাহি থেকে
iii. হিদায়াত থেকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬২. রহিম ও করিম কুরআন তিলাওয়াত করবে- [সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, রাজশাহী]
i. তাজবিদ সহকারে
ii. সুললিত কণ্ঠে
iii. দেখে দেখে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬৩. মক্কি সূরার বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে- [নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা]
i. শিরক কুফরের পরিচয়
ii. মুনাফিকদের ষড়যন্ত্রের কথা
iii. শরিয়তের সাধারণ নীতিমালা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৪. অত্যাচারীকে কীভাবে সাহায্য করা যায়? [ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট]
i. যুলুম করতে সহায়তা করে
ii. যুলুম করা থেকে প্রতিরোধ করে
iii. যুলুম করা থেকে নিরুৎসাহিত করে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ ii ও iii
৬৫. মহানবি (স)-এর যুগে কুরআনের আয়াত লিখে রাখা হতো- [চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়]
i. প্রস্তর খণ্ডে
ii. বৃক্ষের পত্রে
iii. কাগজে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৬ ও ৬৭নং প্রশ্নের উত্তর দাও :
কুরবানির গোশত যথারীতি ধোয়ার পরও মিসেস ‘খ’ দেখতে পান যে কিছু রক্ত পানির সাথে বেরিয়ে আসছে। এমতাবস্থায় তিনি উহা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খান। [সকল বোর্ড ’১৬]
৬৬. উক্ত গোশত খাওয়ার ব্যাপারে ইসলামের বিধান কী?
[ক] হারাম
✅ হালাল
[গ] মাকরহ
[ঘ] মুবাহ
৬৭. মিসেস ‘খ’ এর উক্ত কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে-
✅ হালাল-হারাম বিষয়ক জ্ঞানের যথার্থতা
[খ] হালাল-হারাম বিষয়ক জ্ঞানের অজ্ঞতা
[গ] হালাল-হারাম বিষয়ে উদাসীনতা
[ঘ] গোশত খাওয়ার চরম আকাক্সক্ষা
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৮ ও ৬৯নং প্রশ্নের উত্তর দাও :
ফাহিম সালাত আদায় করতে গিয়ে রুকু থেকে উঠে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে যায়। [সকল বোর্ড ’১৫]
৬৮. ফাহিম শরিয়তের কোন বিধানটি পরিত্যাগ করেছেন?
[ক] সুন্নত
[খ] মুস্তাহাব
✅ ওয়াজিব
[ঘ] ফরজ
৬৯. ফাহিম যে বিধান লঙ্ঘন করেছে তার অনুরূপ বিধান-
i. দুই ঈদের সালাত আদায় করা
ii. বিতরের সালাত আদায় করা
iii. আযান ও ইকামত
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭০ ও ৭১ নং প্রশ্নের উত্তর দাও :
ফয়সাল সাহেব মসজিদ কমিটির সভাপতি হওয়ার পর মসজিদে সকাল বিকাল ফ্রি কুরআন শিক্ষা চালু করেন। বিশেষ করে রমযান মাসে বয়স্ক মুসল্লিদের জন্য ও যুহর নামাযের পর ফ্রি কুরআন শিক্ষা চালু করেন।
[আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
৭০. ফয়সাল সাহেবের কুরআন শিক্ষা চালুর উদ্দেশ্য-
i. ইসলামে জ্ঞানার্জন ফরজ
ii. এলাকাবাসীর প্রশংসা অর্জন
iii. মসজিদের কল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii
৭১. ফয়সাল সাহেবের এ মহৎ কাজের ফলে-
[ক] মসজিদের আয় বৃদ্ধি পাবে
✅ সমাজের কল্যাণ হবে
[গ] মসজিদের ব্যয় হ্রাস পাবে
[ঘ] সন্ত্রাস দূর হবে
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-১ : শরিয়ত 📚 বোর্ড বই, পৃষ্ঠা- ৩৭
✍️ ইসলামি কার্যনীতি বা জীবনপদ্ধতিকে বলা হয়- শরিয়ত।
✍️ শরিয়তের বিষয়বস্তু বা পরিধি- অত্যন্ত ব্যাপক।
✍️ শরিয়ত মানবজাতির জন্য- সার্বিক ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।
✍️ শরিয়তের বিষয়বস্তু প্রধানত- তিন প্রকার।
✍️ মানবজীবনে শরিয়তের গুরুত্ব- অপরিসীম।
✍️ আল্লাহ ও রাসুল (স) কে অস্বীকার করার নামান্তর হলো- শরিয়তকে অস্বীকার।
✍️ শরিয়তের এক অংশ পালন করে অন্য অংশ ছেড়ে দেওয়া- মহাপাপ।
✍️ ইসলামের যাবতীয় বিধিবিধান শিক্ষা করা যায়- শরিয়ত শিক্ষার মাধ্যমে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭২. শরিয়ত শব্দটি কোন ভাষা থেকে এসেছে? (জ্ঞান)
[ক] বাংলা
✅ আরবি
[গ] ফার্সি
[ঘ] উর্দু
৭৩. পথ ও রাস্তা ছাড়া শরিয়ত আর কোন অর্থে ব্যবহৃত হয়? (উচ্চতর দক্ষতা)
✅ জীবন পদ্ধতি, আইন-কানুন, বিধি-বিধান
[খ] সহজ পদ্ধতি, নিয়ম-কানুন, বিধি-বিধান
[গ] সরল পদ্ধতি, সঠিক নিয়ম, বিধি-বিধান
[ঘ] সুন্দর পদ্ধতি, বাস্তব আইন, বিধি-বিধান
৭৪. ইসলামি কার্যনীতি বা জীবনপদ্ধতিকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] আকাইদ
[খ] আখিরাত
✅ শরিয়ত
[ঘ] দুনিয়ার জীবন
৭৫. শরিয়তে মানুষের জন্য পথ নির্দেশনা কেন দেয়া হয়েছে? (অনুধাবন)
✅ জীবন পরিচালনার জন্য
[খ] জান্নাত লাভের জন্য
[গ] সার্বিক কল্যাণের জন্য
[ঘ] পরকালীন মুক্তির জন্য
৭৬. ইসলামি শরিয়তের বিষয়বস্তু ও পরিধি কতটুকু? (প্রয়োগ)
[ক] অত্যন্ত সহজ
✅ অত্যন্ত ব্যাপক
[গ] অত্যন্ত সরল
[ঘ] অত্যন্ত সংকীর্ণ
৭৭. ইসলামি শরিয়তকে পূর্ণাঙ্গ বলা হয় কেন? (অনুধাবন)
✅ সকল বিষয়ের বিধিবিধান বিদ্যমান থাকায়
[খ] সকল জাতি-গোত্রের মানুষের বিবরণ থাকায়
[গ] সকল দেশের মানুষের জন্য অবতীর্ণ হওয়ায়
[ঘ] সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবির (স) ওপর অবতীর্ণ হওয়ায়
৭৮. শরিয়তের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত নয় কোনটি? (প্রয়োগ)
[ক] আকিদা
[খ] নৈতিকতা
[গ] বাস্তব কাজকর্ম
✅ ঘুষ
৭৯. জনাব আলতাফ শরিয়তের পূর্ণ অনুসরণে নিজের জীবন পরিচালনা করেন। এর ফলে কে খুশি হবেন? (উচ্চতর দক্ষতা)
✅ মহান আল্লাহ ও রাসুল (স)
[খ] আল্লাহ ও ফেরেশতাগণ
[গ] তার মা ও বাবা
[ঘ] রাসুল (স) ও সাহাবাগণ
৮০. জনাব আফাজ শরিয়ত অনুযায়ী চলেন না। কারণ তিনি শরিয়তকে অস্বীকার করেন। তার এরূপ অস্বীকার মূলত অস্বীকার করা হবে- (প্রয়োগ)
✅ আল্লাহ ও রাসুল (স)
[খ] আল্লাহ ও ফেরেশতাগণ
[গ] মানুষ ও সকল সৃষ্টজীব
[ঘ] রাসুল (স) ও সাহাবাগণ
৮১. জনাব সাত্তার সাহেব ইসলামের কিছু অংশ পালন করেন, আবার কিছু অংশ বর্জন করেন। তার এরূপ আচরণ হলো- (প্রয়োগ)
[ক] শিরক ও কুফর
[খ] কুফর ও নিফাক
[গ] নিফাক ও শিরক
✅ কবিরা গুনাহ
৮২. মালেক আল-কুরআনের কিছু অংশ বিশ্বাস করে, আবার কিছু অংশ প্রত্যাখ্যান করে। তার এরূপ আচরণের পার্থিব প্রতিফল কী হবে? (প্রয়োগ)
[ক] দারিদ্র্য ও হতাশা
✅ লাঞ্ছনা ও গঞ্জনা
[গ] সম্মান ও মর্যাদা
[ঘ] নেতৃত্ব ও কর্তৃত্ব
৮৩. জীবন পরিচালনার দিকনির্দেশনা কীসে পাওয়া যায়? (জ্ঞান)
✅ শরিয়তে
[খ] আকাইদে
[গ] আখিরাতে
[ঘ] মিযানে
৮৪. শরিয়তের প্রতিটি হুকুম সামগ্রিকভাবে পালন করা কী? (জ্ঞান)
[ক] ফরজে কিফায়া
[খ] ওয়াজিব
✅ ফরজ
[ঘ] মুস্তাহাব
৮৫. সাধারণভাবে কোনটির ভিত্তিতে প্রণীত বিধানের উপর আমল করা ওয়াজিব? (অনুধাবন)
✅ কুরআন
[খ] সুন্নাত
[গ] ইজমা
[ঘ] কিয়াস
৮৬. কোনটি আমাদের ইবাদতের পদ্ধতি ও নিয়মকানুন শিক্ষা দেয়? (অনুধাবন)
[ক] ইসলাম
[খ] ইমান
[গ] মারিফাত
✅ শরিয়ত
৮৭. কামাল শরিয়তের সবকিছু পালন করলেও হজ করাকে অপচয় মনে করেন। তার এরূপ আচরণ ইসলামের দৃষ্টিতে কী? (প্রয়োগ)
[ক] শিরক
[খ] নিফাক
✅ কুফর
[ঘ] মুবাহ
৮৮. কোন দুটি শরিয়তের প্রধান উৎস? (জ্ঞান)
[ক] আল-কুরআন ও ইজমা
✅ আল-কুরআন ও সুন্নাহ
[গ] আল-কুরআন ও কিয়াস
[ঘ] সুন্নাহ ও ইজমা
৮৯. শরিয়তের মূল কাঠামো কীসের ওপর দণ্ডায়মান? (অনুধাবন)
✅ আল-কুরআন ও হাদিস
[খ] পবিত্র আল-কুরআন
[গ] মরিফাত
[ঘ] হাকিকত
৯০. শরিয়তের চতুর্থ উৎস কোনটি? (জ্ঞান)
[ক] কুরআন
[খ] হাদিস
[গ] ইজমা
✅ কিয়াস
৯১. আরাফ হাদিসের ভাষ্য অনুযায়ী নিয়মিত কুরআন ও হাদিসের ওপর আমল করছে। এতে তার কোনো ত্রুটি নেই। এর ফলে সে রক্ষা পাবে- (উচ্চতর দক্ষতা)
✅ পথভ্রষ্টতা থেকে
[খ] সম্মানহানি থেকে
[গ] সম্পদ হ্রাস থেকে
[ঘ] আয়ুহ্রাস থেকে
৯২. জনাব ইফাত নিয়মিত কুরআনও হাদিস অধ্যয়ন করেন। এর ফলে তিনি কার পূর্ণ আনুগত্য করতে সক্ষম হবেন? (উচ্চতর দক্ষতা)
[ক] আল-কুরআনের
✅ রাসুলুল্লাহ (স)-এর
[গ] নেতৃস্থানীয়দের
[ঘ] সাহাবিগণের
৯৩. ‘অতঃপর আমি আপনাকে শরিয়তের উপর প্রতিষ্ঠিত করেছি’- কোন সূরায় একথা বর্ণিত হয়েছে? (প্রয়োগ)
[ক] সূরা আল-মায়িদা
[খ] সূরা আন-নাহল
[গ] সূরা আদ-দুখান
✅ সূরা আল-জাসিয়া
৯৪. আল্লাহ কোন সূরায় শরিয়তের পূর্ণতা ঘোষণা করেছেন? (জ্ঞান)
[ক] সূরা আল-মূলকে
[খ] সূরা আল-হাশরে
✅ সূরা আল-মায়িদায়
[ঘ] সূরা আল-ইবরাহিমে
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৫. শরিয়তের উৎস হলো- (অনুধাবন)
i. কুরআন
ii. ফিকহ
iii. সুন্নাহ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৬. আল-কুরআনের কিছু অংশ প্রত্যাখ্যান করার প্রতিফল হলো- (উচ্চতর দক্ষতা)
i. পার্থিব জীবনে লাঞ্ছনা-গঞ্জনা
ii. কিয়ামতে কঠিনতম শাস্তি
iii. পার্থিব সম্মান ও মর্যাদা লাভ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৭. ইসলামি শরিয়তের জীবনাদর্শের দ্বিতীয় পথপ্রদর্শক ও নির্দেশক আল হাদিসের ক্ষেত্রে প্রয়োজ্য- (উচ্চতর দক্ষতা)
i. হাদিসের বর্ণনা পরম্পরাকে সনদ বলে
ii. যে সকল ব্যক্তি হাদিস বর্ণনা করেছেন তাদের বলা হয় রাবি
iii. হাদিসের মূল বক্তব্যকে বলা হয় মতন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯৮. শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক। কারণ এতে রয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. সকল বিষয়ের বিধি-বিধান
ii. সকল বিষয়ের দিকনির্দেশনা
iii. একটি পূর্ণাঙ্গ জীবনবিধান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯৯. শরিয়তের বিষয়বস্তুর ভাগ হচ্ছে- (অনুধাবন)
i. আকিদাগত বিধান
ii. নৈতিকতাবিষয়ক নীতি
iii. বাস্তব কাজের নীতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০০. জনাব আজাদ নিজের বিশ্বাস ও নৈতিক চরিত্রকে ইসলামের অনুসরণে গড়তে চান। এজন্য তাকে অনুসরণ করতে হবে- (প্রয়োগ)
i. ইসলামি শরিয়ত
ii. মারিফাত ও হাকিকত
iii. ইসলামি বিধি-বিধান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০১. জনাব হাসিব হালাল-হারাম, ফরজ, ওয়াজিব, সুন্নত ইত্যাদি বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে চান। এজন্য তাকে জ্ঞানলাভ করতে হবে- (প্রয়োগ)
i. ইসলামি শরিয়তের
ii. ইলমে মারিফাতের
iii. ইজমা ও কিয়াসের
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] i ও iii
১০২. জনাব মিনাজ পরিপূর্ণভাবে শরিয়তের জ্ঞানলাভ করেছেন। এর ফলে তিনি জানতে পারবেন ইসলামের- (উচ্চতর দক্ষতা)
i. অর্থনৈতিক ও সামাজিক বিষয়
ii. সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়
iii. রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০৩. জনাব সেন্টু ইসলামি শরিয়ত মেনে চলেন না এবং একে অনুসরণ করেন না। এর ফলে অসন্তুষ্ট হবেন- (উচ্চতর দক্ষতা)
i. মহান আল্লাহ
ii. মহানবি (স)
iii. সকল সৃষ্ট জীব
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৪. শরিয়ত আমাদের শিক্ষা দেয়- (উচ্চতর দক্ষতা)
i. ইবাদতের পদ্ধতি
ii. উত্তম চরিত্র গঠনের
iii. নৈতিকতার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০৫. শরিয়তের অন্যতম তাৎপর্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. আত্মিক পরিশুদ্ধি অর্জন
ii. সামাজিক সম্প্রীতি
iii. রাজনৈতিক সহিংসতা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৬ ও ১০৭নং প্রশ্নের উত্তর দাও :
আহাদ নিয়মিত সালাত আদায় করে। রমযান মাসে রোযা রাখে। ইসলামি বিধানের চারটি উৎসের ওপর বিশ্বাস করে।
১০৬. আহাদের এরূপ কর্মকাণ্ড কী পালনের ইঙ্গিত করে? (প্রয়োগ)
✅ শরিয়ত
[খ] হাকিকত
[গ] মারিফাত
[ঘ] কিয়াস
১০৭. এরূপ কাজের ফলে আহাদ লাভ করবেSSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ |(উচ্চতর দক্ষতা)
i. বারযাখ
ii. জান্নাত
iii. আল্লাহর সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৮ ও ১০৯ নং প্রশ্নের উত্তর দাও :
মি. সবুজ সর্বদা নিজেকে আল্লাহ ও রাসুল (স)-এর অনুগত রাখতে চান এবং সঠিক পথে পরিচালিত করতে চান।
১০৮. এজন্য মি. সবুজকে আঁকড়ে ধরতে হবে- (প্রয়োগ)
i. আল্লাহর কিতাবকে
ii. রাসুল (স)-এর সুন্নাহকে
iii. ইজমা ও কিয়াসকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০৯. মি. সবুজ এর ফলে লাভ করবেন- (উচ্চতর দক্ষতা)
i. জান্নাত
ii. জাহান্নাম
iii. ইহ ও পরকাল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-২ : শরিয়তের প্রথম উৎস; আল-কুরআন
📚 বোর্ড বই, পৃষ্ঠা- ৩৯
✍️ ইসলামি শরিয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত- কুরআনের ওপর।
✍️ আল-কুরআন শরিয়তের- অকাট্য দলিল।
✍️ মানবজীবনের প্রয়োজনীয় সকল সমাধানসূচক মূলনীতি- কুরআনে বিদ্যমান।
✍️ সহজ-সরল ও সাবলীল ভাষায় নাজিল হয়- কুরআন মজিদ।
✍️ লাওহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ- আল-কুরআন।
✍️ প্রথম আসমানের একটি বিশেষ স্থান হলো- বায়তুল ইযযাহ।
✍️ সর্বপ্রথম নাজিল হয় কুরআনের সূরা আলাকের- প্রথম পাঁচ আয়াত।
✍️ মহানবি (স)-এর ওপর কুরআন নাজিল হয়- ২৩ বছরে।
✍️ কুরআন নাজিল হয়- ঘটনার প্রেক্ষাপটে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১০. শরিয়তের প্রথম ও প্রধান উৎস কোনটি? (জ্ঞান)
✅ কুরআন
[খ] সুন্নাহ
[গ] ইজমা
[ঘ] কিয়াস
১১১. জনাব কামরান ইসলামের ভিত্তি ও কাঠামোর মূল এবং শরিয়তের প্রথম ও সর্বপ্রধান উৎস সম্পর্কে জানতে চান। এজন্য তাকে কী অধ্যয়ন করতে হবে? (প্রয়োগ)
✅ আল-কুরআন
[খ] আল-হাদিস
[গ] ইলমে ফিকহ
[ঘ] ইলমে কালাম
১১২. জনাব আফিজ শুনেছে যে, ফরজ বিধান শরিয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। এখন তিনি এ বিষয়ে পূর্ণাঙ্গতা জ্ঞান অর্জন করতে চান। এজন্য তাকে বিশেষভাবে কোন গ্রন্থটি অধ্যয়ন করতে হবে? (প্রয়োগ)
✅ কুরআন
[খ] ইনজিল
[গ] তাওরাত
[ঘ] যাবুর
১১৩. জনাব রকি কিছু সমস্যা নিয়ে চিন্তিত। এজন্য তিনি পবিত্র কুরআন অধ্যয়ন করছেন। এর ফলে তিনি খুঁজে পাবেন- (উচ্চতর দক্ষতা)
✅ সমাধানসুচক মূলনীতি
[খ] আরবদের ঐতিহাসিক ঘটনা
[গ] মুসলিম উম্মাহর ইতিকথা
[ঘ] পৃথিবী সৃষ্টির পূর্ণ বিবরণ
১১৪. মানবজীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধানসূচক মূলনীতি ও ইঙ্গিত আল-কুরআনে বিদ্যমান। এ থেকে কী প্রমাণিত হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] কুরআন অবিকৃত
✅ কুরআন শ্বাশত জীবনবিধান
[গ] কুরআন সবসময় পঠিত হয়
[ঘ] কুরআনকে সংকলন করা হয়েছে
১১৫. মিজান মানবজাতির জীবন পরিচালনার মূলনীতি ও নির্দেশনা সম্পর্কে জানতে চায়। এজন্য তাকে কী অধ্যয়ন করতে হবে? (প্রয়োগ)
[ক] হাদিস
[খ] ফিকহ
✅ কুরআন
[ঘ] মানতিক
১১৬. “আর আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ”-এটি কার বাণী? (প্রয়োগ)
[ক] আবু বকর (রা)
[খ] মহানবি (স)
✅ আল্লাহ তায়ালার
[ঘ] জিবরাইল (আ)
১১৭. কুরআন মজিদ কার বাণী? (জ্ঞান)
[ক] মানুষের
[খ] নবি-রাসুলের
✅ আল্লাহর
[ঘ] ফেরেশতার
১১৮. সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? (জ্ঞান)
[ক] তাওরাত
[খ] যাবুর
[গ] ইনজিল
✅ আল-কুরআন
১১৯. কার মাধ্যমে আল-কুরআন নাজিল হয়েছিল? (জ্ঞান)
[ক] হযরত ইসরাফিল (আ)
✅ হযরত জিবরাইল (আ)
[গ] হযরত আজরাইল (আ)
[ঘ] মুনকার-নাকির
১২০. আল-কুরআন কার ওপর নাজিল হয়েছিল? (জ্ঞান)
[ক] হযরত মুসা (আ)
✅ হযরত মুহাম্মদ (স)
[গ] হযরত ঈসা (আ)
[ঘ] হযরত ইবরাহিম (আ)
১২১. কুরআন মজিদ নাজিল হয় কোন ভাষায়? (জ্ঞান)
[ক] কঠিন
✅ আরবি
[গ] উর্দু
[ঘ] দুর্বোধ্য
১২২. রাবেয়া বেগম নিয়মিত কুরআন অধ্যয়ন করেন। এর ফলে তিনি কী জানতে পারবেন? (উচ্চতর দক্ষতা)
[ক] সাহাবিদের জীবনচরিত
[খ] ইমামগণের মর্যাদা
✅ জীবন পরিচালনার মূলনীতি
[ঘ] অধিক মুনাফা অর্জনের কৌশল
১২৩. আহমাদ সাহেব বললেন, মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ একটি আসমানি কিতাবে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছেন। আহমাদ সাহেব কোন আসমানি কিতাবের প্রতি ইঙ্গিত করেছেন? (প্রয়োগ)
[ক] তাওরাত
[খ] যাবুর
[গ] ইনজিল
✅ কুরআন
১২৪. সানি তার ঘরকে দিনের আলোয় উজ্জ্বল রাখতে চায়। এ ক্ষেত্রে তার প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
✅ ঘরে কুরআন তিলাওয়াত করা
[খ] ঘরটিকে মক্তবে পরিণত করা
[গ] ফরজ সালাত ঘরে পড়া
[ঘ] বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা
১২৫. আল্লাহ তায়ালা কুরআনকে সহজ-সরল ও সাবলীল ভাষায় নাজিল করেছেন কেন? (অনুধাবন)
[ক] যাতে জ্ঞানীরা সহজেই শিখতে পারে
✅ যাতে সাধারণ মানুষও শিখতে পারে
[গ] যাতে কুরআন দ্রুত পাঠ করা যায়
[ঘ] যাতে কুরআনের মর্যাদা বৃদ্ধি পায়
১২৬. “বরং এটা সম্মানিত কুরআন, যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ” - এটি কার বাণী? (প্রয়োগ)
✅ আল্লাহ তায়ালা
[খ] মহানবি (স)
[গ] হযরত উসমান (রা)
[ঘ] হযরত আবুবকর (রা)
১২৭. জনাব ইকবাল ইসলাম শিক্ষা পড়ে জানল যে, বর্তমান কুরআনের বিন্যাস নাজিলের শুরু থেকে শেষ পর্যন্ত যেরূপ ছিল সে রকমই আছে। এর ফলে জনাব ইকবাল কী বুঝতে পারল? (উচ্চতর দক্ষতা)
✅ বর্তমান বিন্যাস লাওহে মাহফুজের ন্যায়
[খ] পবিত্র কুরআন সর্বদা দুষ্পরিবর্তনীয়
[গ] বর্তমান বিন্যাস সাহাবিগণের বিন্যাস
[ঘ] বর্তমান বিন্যাস খলিফার নির্দেশিত বিন্যাস
১২৮. ‘বায়তুল ইযযাহ’ বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] মহানবি (সা) কর্তৃক নির্মিত প্রথম মসজিদ
[খ] কুরআন নাজিলের মর্যাদাপূর্ণ স্থান
✅ প্রথম আসমানের একটি বিশেষ স্থান
[ঘ] মদিনার সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান
১২৯. আল-কুরআন কত বছরে নাজিল হয়েছিল? (জ্ঞান)
[ক] ২০
[খ] ২১
[গ] ২২
✅ ২৩
১৩০. অন্যান্য আসমানি কিতাব থেকে আল-কুরআন ব্যতিক্রম কেন? (অনুধাবন)
[ক] নির্দিষ্ট জাতির জন্য অবতীর্ণ বলে
[খ] নির্দিষ্ট সময়ের জন্য অবতীর্ণ বলে
[গ] গোটা কুরআন একসাথে অবতীর্ণ বলে
✅ এটি অল্প অল্প করে অবতীর্ণ বলে
১৩১. ‘আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি’-এখানে কোন কিতাবের কথা বলা হয়েছে? (অনুধাবন)
[ক] তাওরাত
[খ] ইঞ্জিল
✅ কুরআন
[ঘ] যাবুর
১৩২. পবিত্র কুরআন সর্বপ্রথম কোন রাতে নাজিল হয়? (জ্ঞান)
✅ শবেকদরে
[খ] শাব-ই-মিরাজে
[গ] শবেবরাতে
[ঘ] ঈদুল ফিতর রাতে
১৩৩. কোন গ্রন্থ সকল প্রকার জ্ঞান-বিজ্ঞানের ভাণ্ডার? (জ্ঞান)
[ক] তাওরাত
[খ] যাবুর
[গ] ইনজিল
✅ কুরআন
১৩৪. কুরআন আরবি ভাষায় নাজিল করার কারণ কী? (প্রয়োগ)
[ক] এটি আরবের ভাষা
✅ মহানবি (স) এর নিজের ভাষা
[গ] এটি বেহেশতের ভাষা
[ঘ] এটি কবরের ভাষা
১৩৫. কিতাবের প্রতিশব্দ কী? (জ্ঞান)
[ক] লিখিত
[খ] ফর্মা
[গ] লিপিবদ্ধ
✅ গ্রন্থ
১৩৬. ইমানের বিষয়গুলো কীসের দ্বারা প্রমাণিত? (অনুধাবন)
[ক] ইজমা ও কিয়াস
✅ কুরআন ও হাদিস
[গ] কুরআন ও কিয়াস
[ঘ] হাদিস ও কিয়াস
১৩৭. কোন আসমানি কিতাব খণ্ড খণ্ড করে নাজিল হয়েছে? (জ্ঞান)
[ক] যাবুর
[খ] তাওরাত
[গ] ইঞ্জিল
✅ কুরআন
১৩৮. ইমাম সাহেব বললেন, আল্লাহ তায়ালা আমাদের জন্য এমন একটি কিতাব নাজিল করেছেন, যাতে সহজ-সরল ও সাবলীল ভাষায় নানা বিষয়ের বর্ণনা রয়েছে। ইমাম সাহেবের ইঙ্গিতকৃত কিতাবটি হলো- (প্রয়োগ)
✅ কুরআন
[খ] বুখারি
[গ] ফিকহ
[ঘ] সহিফা
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩৯. আল-কুরআন শরিয়তের- (অনুধাবন)
i. অকাট্য দলিল
ii. প্রামাণ্য দলিল
iii. যুক্তিপূর্ণ দলিল
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪০. মহাগ্রন্থ আল-কুরআন- (অনুধাবন)
i. সর্বশেষ আসমানি কিতাব
ii. সর্বপ্রথম আসমানি কিতাব
iii. সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪১. আল-কুরআন সংরক্ষিত ছিল- (অনুধাবন)
i. লাওহে মাহফুজে
ii. বায়তুল ইযযাহয়
iii. সংরক্ষিত ফলকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪২. মাওলানা জাফর নিয়মিত কুরআন অধ্যয়ন করেন। এর ফলে তিনি জানতে পারবেন- (উচ্চতর দক্ষতা)
i. জীবন পরিচালনার সুস্পষ্ট মূলনীতি
ii. জীবন পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা
iii. জীবন উপভোগ করার কৌশল
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৩. কুরআনের সাথে অন্যান্য আসমানি কিতাবের পার্থক্য হচ্ছে, এটি- (অনুধাবন)
i. প্রয়োজন অনুযায়ী নাজিল হয়
ii. দীর্ঘ সময় ধরে নাজিল হয়
iii. নির্দিষ্ট জাতির জন্য নাজিল হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৪. আসমান থেকে একত্রে অবতীর্ণ হওয়া কিতাব- (অনুধাবন)
i. তাওরাত
ii. কুরআন
iii. ইনজিল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৫. কুরআন মজিদ খণ্ড খণ্ডভাবে নাজিল হয়েছে কারণ- (উচ্চতর দক্ষতা)
i. কুরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ
ii. এর বিধিবিধান সহজভাবে অনুসরণ
iii. মানুষ ক্রমান্বয়ে কুরআনের বিধানে যেন অভ্যস্ত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
মুকুল সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব অবতরণ বিষয়ে জানতে আগ্রহী হওয়ায় তার বড় ভাই আরিফ বললেন, এটি আল্লাহ তায়ালা সর্বপ্রথম কদরের রাতে লাওহে মাহফুজ থেকে ‘বায়তুল ইযযাহ’ নামক স্থানে নাজিল করেন। অতঃপর বিভিন্ন সময় ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মহানবি (স)-এর প্রতি নাজিল হয়। একথা শুনে মুকুল নিয়মিত তা অধ্যয়নের সিদ্ধান্ত নিল।
১৪৬. অনুচ্ছেদে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব বলতে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? (প্রয়োগ)
[ক] তাওরাত
[খ] যাবুর
[গ] ইনজিল
✅ কুরআন
১৪৭. উক্ত কিতাব অধ্যয়নের ফলে মুকুল জানতে পারবে- (উচ্চতর দক্ষতা)
i. জীবন পরিচালনার মূলনীতি ও নির্দেশনা
ii. শরিয়তের অকাট্য ও প্রামাণ্য দলিল
iii. মুসলিম মুজতাহিদগণের ফায়সালা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
ড. ইনাম হোসেন একজন গবেষক। ইসলামি শরিয়তের ওপর ব্যাপক গবেষণা করতে চান। ইমাম সাহেবের নিকট পরামর্শ চাইলে তিনি প্রথমে তাকে শরিয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস অধ্যয়ন করতে বলেন।
১৪৮. ইমাম সাহেব ড. ইনাম হোসেনকে কী অধ্যয়নের পরামর্শ দেন? (প্রয়োগ)
[ক] ইতিহাস
[খ] হাদিস
✅ কুরআন
[ঘ] ফিকহি গ্রন্থ
১৪৯. ইমাম সাহেবের পরামর্শ মোতাবেক অধ্যয়নের ফলে ড. ইনাম হোসেন জানতে পারবেন- (উচ্চতর দক্ষতা)
i. প্রতিটি বিষয়ের ব্যাখ্যা
ii. কুরআনের বিভিন্ন উপমা
iii. উপদেশ গ্রহণের উপায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫০ ও ১৫১ নং প্রশ্নের উত্তর দাও :
সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবটি কদরের রাতে নিকটতম আসমানে নাজিল হয়েছিল। মাহতাব নিয়মিত তা অধ্যয়ন করে।
১৫০. মাহতাব কোন কিতাব নিয়মিত অধ্যয়ন করে? (প্রয়োগ)
✅ আল-কুরআনের
[খ] ইনজিলের
[গ] তাওরাতের
[ঘ] যাবুরের
১৫১. মাহতাব জানতে পারবে- (উচ্চতর দক্ষতা)
i. কুরআনের সরল আলোচনা
ii. ইসলামের মূলনীতি ও নির্দেশনা
iii. মানবজীবনে এর প্রয়োজনীয়তা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-৩ : আল-কুরআন সংরক্ষণ ও সংকলন
📚 বোর্ড বই, পৃষ্ঠা- ৪১
✍️ সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ নেন- হযরত আবু বকর (রা)।
✍️ ওহি লেখক সাহাবি গণের মধ্যে প্রধান- হযরত যায়েদ ইবনে সাবিত (রা)।
✍️ বহুসংখ্যক কুরআনের হাফিজ সাহাবি শাহাদাতবরণ করেন- ইয়ামামার যুদ্ধে।
✍️ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি সংরক্ষতি ছিল- হযরত হাফসা (রা)-এর নিকট।
✍️ জামিউল কুরআন বলা হয়- হযরত উসমান (রা) কে।
✍️ মহানবি (স) সাহাবিগণকে বলতেন- কুরআন মুখস্ত করে রাখার জন্য।
✍️ পবিত্র কুরআন সংরক্ষণ করেন- স্বয়ং মহান আল্লাহ।
✍️ কাতিবে ওহি ছিলেন- ৪২ জন।
✍️ হযরত উবাই ইবনে কাব (রা) ছিলেন- কাতিবে ওহি।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫২. কুরআন অবিকৃত অবস্থায় আছে কেন? (অনুধাবন)
✅ আল্লাহ সংরক্ষণকারী বলে
[খ] মহানবি (স) সংরক্ষণকারী বলে
[গ] জিন সংরক্ষণকারী বলে
[ঘ] মানুষ সংরক্ষণকারী বলে
১৫৩. কুরআনের সংরক্ষক স্বয়ং মহান আল্লাহ এবং এ পর্যন্ত এর একটি হরকত ও নুকতারও পরিবর্তন হয়নি। এর ফলে আমরা কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি? (উচ্চতর দক্ষতা)
✅ এটি কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে
[খ] এটি বিশ্বের সকলের পথপ্রদর্শক
[গ] এটি বিশ্বজগতের সর্বশেষ কিতাব
[ঘ] এটি সর্বশ্রেষ্ঠ নবির উপর অবতীর্ণ
১৫৪. আল-কুরআন কোন দেশে নাজিল হয়েছিল? (জ্ঞান)
✅ আরবে
[খ] চীনে
[গ] মিসরে
[ঘ] ইরাকে
১৫৫. মহানবি (স) নাজিলকৃত কুরআনের আয়াত সাথে সাথে মুখস্থ করে নিতেন কেন? (অনুধাবন)
[ক] আল্লাহর নির্দেশ পালন করার জন্য
[খ] জিবরাইল (আ)-এর অনুসরণ করার জন্য
[গ] আল্লাহর রহমত ও বরকত লাভের জন্য
✅ নিজ স্মৃতিতে ধরে রাখার জন্য
১৫৬. হযরত মুসআব ইবনে উমায়র (রা) ও আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা)-কে কুরআন শিক্ষাদানের জন্য কোথায় প্রেরণ করা হয়েছিল? (জ্ঞান)
[ক] মক্কায়
✅ মদিনায়
[গ] মিসরে
[ঘ] চীনে
১৫৭. মহানবি (স)-এর সময়ে আল-কুরআন একত্রে গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়নি কেন? (অনুধাবন)
[ক] কুরআন লেখার মতো কেউ ছিল না বলে
✅ লেখার উপকরণ দু®প্রাপ্য ছিল বলে
[গ] মহানবি (স) ও সাহাবিরা ব্যস্ত ছিলেন বলে
[ঘ] আল্লাহর নির্দেশ ছিল না বলে
১৫৮. ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? (জ্ঞান)
[ক] হযরত উসমান (রা)
[খ] হযরত আলি (রা)
✅ হযরত আবু বকর (রা)
[ঘ] হযরত উমর (রা)
১৫৯. ইয়ামামার যুদ্ধ কোন খলিফার আমলে সংঘটিত হয়? (জ্ঞান)
✅ হযরত আবু বকর (রা)
[খ] হযরত উসমান (রা)
[গ] হযরত আলি (রা)
[ঘ] হযরত উমর (রা)
১৬০. ইমাম সাহেব বললেন,একটি যুদ্ধে বহুসংখ্যক হাফিযে কুরআনের শাহাদাতের প্রেক্ষিতে হযরত আবুবকর (রা) কুরআন সংকলনের উদ্যোগ নেন। ইমাম সাহেব কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন? (প্রয়োগ)
[ক] বদর যুদ্ধ
[খ] ওহুদ যুদ্ধ
✅ ইয়ামামার যুদ্ধ
[ঘ] খন্দকের যুদ্ধ
১৬১. হযরত আবু বকর (রা) ভণ্ডনবিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। এতে অসংখ্য হাফিযে কুরআন শাহাদত লাভ করেন। এ থেকে আমরা কী শিক্ষা পাই? (উচ্চতর দক্ষতা)
✅ অন্যায়ের বিরুদ্ধে জিহাদের প্রয়োজনীয়তা
[খ] সর্বাবস্থায় জিহাদ ও লড়াই অব্যাহত রাখা
[গ] হাফিযে কুরআনদের জিহাদে নিয়েজিত রাখা
[ঘ] প্রতি জিহাদে সবাইকে অংশীদার করা
১৬২. ধর্মীয় শিক্ষক বললেন, কুরআন বিলুপ্তির আশংকায় উদ্বিগ্ন এক সাহাবির পরামর্শে হযরত আবুবকর (রা) সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। এখানে উদ্বিগ্ন সাহাবি বলতে ধর্মীয় শিক্ষক কার প্রতি ইঙ্গিত করেছেন? (প্রয়োগ)
[ক] হযরত উসমান (রা)
✅ হযরত উমর (রা)
[গ] হযরত আলি (রা)
[ঘ] হযরত যায়দ বিন সাবিত (রা)
১৬৩. হযরত উমর (রা) হযরত আবুবকর (রা)-কে কুরআন সংকলনের পরামর্শ দিলেন কেন? (অনুধাবন)
✅ কুরআন বিলুপ্তির আশংকায়
[খ] মহানবি (স)-এর নির্দেশে
[গ] সাহাবিদের পরামর্শ মতে
[ঘ] ইসলাম ধর্মের কল্যাণে
১৬৪. হযরত যায়দ ইবনে সাবিত (রা) কুরআন সংকলনের ক্ষেত্রে কয়টি পন্থা অবলম্বন করেছিলেন? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫
১৬৫. হযরত উমর (রা)-এর পরামর্শে হযরত আবু বকর (রা) কুরআন সংকলনের উদ্যোগ নেন। তিনি প্রধান ওহি লেখক সাহাবিকে এ গুরুদায়িত্ব অর্পণ করেন। এক্ষেত্রে প্রধান ওহি লেখক কে? (প্রয়োগ)
[ক] হযরত আবু বকর (রা)
[খ] হযরত উমর (রা)
[গ] হযরত উসমান (রা)
✅ হযরত যায়দ ইবনে সাবিত (রা)
১৬৬. সর্বপ্রথম পবিত্র কুরআনকে গ্রন্থাকারে সংকলন করেন কে? (জ্ঞান)
[ক] হযরত আবু বকর (রা)
[খ] হযরত উসমান (রা)
✅ হযরত যায়দ ইবনে সাবিত (রা)
[ঘ] হযরত আলি (রা)
১৬৭. হযরত আবুবকর (রা)-এর ইন্তিকালের পর আল-কুরআন কার তত্ত্বাবধানে সংরক্ষিত ছিল? (জ্ঞান)
[ক] হযরত উসমান (রা)
✅ হযরত উমর (রা)
[গ] হযরত আলি (রা)
[ঘ] হযরত হাফসা (রা)
১৬৮. হযরত উসমান (রা)-এর খেলাফতকালে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে মতানৈক্য দেখা দেয় কেন? (অনুধাবন)
✅ বিভিন্ন গোত্রীয় রীতিতে কুরআন পড়ার কারণে
[খ] আরবি ভাষা সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে
[গ] কুরআনে ব্যাপক পরিবর্তন ও পরিবর্ধন হওয়ার কারণে
[ঘ] ইসলামি খিলাফতের ব্যাপক বিস্তৃতির কারণে
১৬৯. মহানবি (স) আরবদের কয়টি রীতিতে কুরআন পাঠের অনুমতি দিয়েছিলেন? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৬
✅ ৭
[ঘ] ৮
১৭০. জামিল বলল, একজন খলিফার উদ্যোগে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে যে মতানৈক্য ছিল তা দূরীভূত হয়। জামিল কোন খলিফার কথা বলেছেন? (প্রয়োগ)
[ক] হযরত উমর (রা)
✅ হযরত উসমান (রা)
[গ] হযরত আলি (রা)
[ঘ] হযরত মুয়াবিয়া
১৭১. হযরত উসমান (রা) প্রধান সাহাবিগণের পরামর্শক্রমে কুরআন সংকলনের জন্য কয়জন সাহাবির বোর্ড গঠন করেন? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫
১৭২. হযরত উসমান (রা)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আল-কুরআন গ্রন্থাকারে সংকলিত হয়। এর ফলে কী হয়? (উচ্চতর দক্ষতা)
✅ কুরআন বিকৃতি ও গরমিলের হাত থেকে রক্ষা পায়
[গ] কুরআনের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়
[গ] কুরআনের বাণী প্রচারের কাজ সহজ হয়
[ঘ] কুরআন তিলাওয়াত সংক্রান্ত সমস্যার সমাধান হয়
১৭৩. কুরআন মজিদ সংকলন করেন কে? (জ্ঞান)
[ক] হযরত আবু বকর (রা)
[খ] হযরত উমর (রা)
✅ হযরত উসমান (রা)
[ঘ] হযরত যায়দ ইবন সাবিত (রা)
১৭৪. হযরত উসমান (রা)-কে ‘জামিউল কুরআন’ বলা হয় কেন? (অনুধাবন)
✅ কুরআন সংকলনের জন্য
[খ] কুরআন বোঝার জন্য
[গ] কুরআন রচনার জন্য
[ঘ] কুরআন তিলাওয়াত করার জন্য
১৭৫. একজন উমাইয়া বংশীয় শাসনকর্তা পবিত্র কুরআনে হরকত সংযোজন করেন। এখানে কোন উমাইয়া বংশীয় শাসনকর্তাকে বুঝানো হয়েছে? (প্রয়োগ)
[ক] ইয়াজিদ ইবনে মুয়াবিয়া (রা)
[খ] ওয়ালিদ ইবনে হিশাম
✅ হাজ্জাজ ইবনে ইউসুফ
[ঘ] মারওয়ান ইবনে হাকাম
১৭৬. আল-কুরআনে হরকত সংযোজন করেন কে? (জ্ঞান)
[ক] হযরত আলি (রা)
[খ] হযরত উসমান (রা)
✅ হাজ্জাজ ইবনে ইউসুফ
[ঘ] হযরত উমর (রা)
১৭৭. ইরাকের উমাইয়া বংশীয় শাসনকর্তা হাজ্জাজ ইবনে ইউসুফ পবিত্র কুরআনে হরকত সংযোজন করেন। এর ফলাফল কী হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] কুরআন শরিফ পাঠে শ্রুতিমধুরতা বেড়ে যায়
[খ] কুরআন শরিফ এর কলেবর বৃদ্ধি পায়
✅ কুরআন শরিফ পাঠে অনারবদের সুবিধা হয়
[ঘ] কুরআন শরিফ বিকৃতির হাত থেকে রক্ষা পায়
১৭৮. ‘কাতিবে ওহি’-র প্রধান কে ছিলেন? (জ্ঞান)
✅ হযরত যায়দ ইবনে সাবিত (রা)
[খ] হযরত আলি (রা)
[গ] হযরত মুআবিয়া (রা)
[ঘ] হযরত উসমান (রা)
১৭৯. খুলাফায়ে রাশেদিনের কয়জন খলিফা ওহি লেখক ছিলেন? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
[গ] ৩
✅ ৪
১৮০. কুরআন শিক্ষা দেয়ার জন্য মহানবি (স) হিজরতের পূর্বে কতজন সাহাবি মদিনায় প্রেরণ করেন? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
১৮১. কুরআনের সাতটি কপি কে তৈরি করেন? (জ্ঞান)
[ক] হযরত আবু বকর (রা)
[খ] হযরত উমর (রা)
✅ হযরত উসমান (রা)
[ঘ] হযরত আলি (রা)
১৮২. কুরআনের প্রতিলিপি তৈরিকারকগণ কী ছিলেন? (অনুধাবন)
[ক] উচ্চ শিক্ষিত
✅ কুরআনে হাফিয
[গ] উসমান (রা) এর পরামর্শক
[ঘ] কুরআনে ক্বারী
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮৩. কুরআন সংকলনের ক্ষেত্রে অবদান রাখেন- (অনুধাবন)
i. হযরত আবু বকর (রা)
ii. হযরত আলি (রা)
iii. হযরত উসমান (রা)
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৪. কাতিবে ওহি বা ওহি লেখক সাহাবি ছিলেন- (অনুধাবন)
i. হযরত যায়দ ইবনে সাবিত (রা)
ii. হযরত আবু বকর সিদ্দিক (রা)
iii. হযরত উসমান (রা)
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮৫. ইমাম সাহেব বললেন, হযরত আবু বকর (রা) পবিত্র কুরআনের গ্রন্থাকারে সংকলিত কপিটি রাসুল (স)-এর সহধর্মিণী হযরত হাফসা (রা)-এর পিতার নিকট রেখে যান। ইমাম সাহেব হযরত হাফসা (রা)-এর পিতা বলতে ইঙ্গিত করেছেন- (প্রয়োগ)
i. হযরত উমর (রা)-এর প্রতি
ii. দ্বিতীয় খলিফা-এর প্রতি
iii. প্রথম খলিফা-এর প্রতি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৬. শাহেব আলী বললেন, হযরত উমর (রা)- এর পরামর্শে ইসলামের প্রথম খলিফা কুরআন সংগ্রহ ও সংকলনের উদ্যোগ নেন। প্রথম খলিফা বলতে ইমাম সাহেব বুঝিয়েছেন- (প্রয়োগ)
i. হযরত উমর (রা) কে
ii. হযরত আবু বকর (রা) কে
iii. হযরত আয়েশা (রা)-এর পিতাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৭. আরবগণ নির্দিষ্ট রীতিতে কুরআন তিলাওয়াত করতেন যা অনারবগণ জানত না। রীতিগুলো- (প্রয়োগ)
i. সাতটি
ii. নির্দিষ্ট
iii. অঞ্চলভিত্তিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮৮. হযরত উসমান (রা) কুরআন সংকলন করে এর কপি প্রতিটি কেন্দ্রে পাঠিয়ে দেন। এর ফলে- (উচ্চতর দক্ষতা)
i. মুসলমানদের ঝগড়ার সমাপ্তি ঘটে
ii. তিলাওয়াতে মতানৈক্য দূরীভূত হয়
iii. ইসলামি খিলাফতের বিস্তৃতি বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৯ ও ১৯০নং প্রশ্নের উত্তর দাও :
আহাদের পিতা বললেন, ইয়ামামার যুদ্ধে অসংখ্য কুরআনে হাফিযের শাহাদতের পর হযরত উমর (রা)-এর পরামর্শে প্রথম খলিফা পবিত্র কুরআন সংকলনের উদ্যোগ নেন এবং ইসলামের অশেষ খেদমত করেন।
১৮৯. আহাদের পিতা প্রথম খলিফা বলতে কার প্রতি ইঙ্গিত করেছেন? (প্রয়োগ)
✅ হযরত আবু বকর (রা)-এর
[খ] হযরত উমর (রা)-এর
[গ] হযরত উসমান (রা)-এর
[ঘ] হযরত আলি (রা)-এর
১৯০. এর ফলে আহাদ শিক্ষা পেল- (উচ্চতর দক্ষতা)
i. সৎ পরামর্শ দানের প্রয়োজনীয়তা
ii. সৎ পরামর্শ গ্রহণের গুরুত্ব
iii. সব বিষয়ের সমান গুরুত্ব
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-৪ : মক্কি ও মাদানি সূরা 📚 বোর্ড বই, পৃষ্ঠা- ৪৪
✍️ আল-কুরআন বিভক্ত- ৩০ পারায়।
✍️ কুরআন মজিদে আছে- ১১৪টি সূরা।
✍️ ৬৬৬৬টি আয়াত- কুরআনের।
✍️ মক্কি সূরা- ৮৬টি।
✍️ শরিয়তের নীতিমালা বর্ণিত আছে- মক্কি সূরায়।
✍️ হিজরতের পরের সূরাগুলোকে বলে- মাদানি সূরা।
✍️ মাদানি সূরা মোট- ২৮টি।
✍️ মাদানি সূরা তুলনামূলক- দীর্ঘ।
✍️ বিচারব্যবস্থা ও দণ্ডবিধি বর্ণিত আছে- মাদানি সূরায়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯১. হিজরতর পূর্বে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলোকে কী বলে? (জ্ঞান)
✅ মক্কি
[খ] লাইলি
[গ] মাদানি
[ঘ] নাহারি
১৯২. মক্কায় অবতীর্ণ সূরার সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ৮০
✅ ৮৬
[গ] ৯০
[ঘ] ৯২
১৯৩. কোন সূরায় মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে?
(জ্ঞান)
[ক] মাদানি
✅ মক্কি
[গ] তায়েফি
[ঘ] বসরি
১৯৪. কামিল হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরাগুলো নিয়মিত অধ্যয়ন করছে। এর ফলে সে কাদের হত্যাযজ্ঞের কাহিনী জানতে পারবে? (উচ্চতর দক্ষতা)
✅ কাফিরদের
[খ] মুনাফিকদের
[গ] ইহুদিদের
[ঘ] খ্রিষ্টানদের
১৯৫. হোসাইন কুরআনের মক্কি সূরা অধ্যয়ন করেন। এর ফলে তিনি কী জানতে পারবেন? (উচ্চতর দক্ষতা)
✅ শরিয়তের সাধারণ নীতিমালা
[খ] শরিয়তের বিধিবিধান
[গ] হালাল-হারামের বিধান
[ঘ] পারিবারিক ও সামাজিক নীতিমালা
১৯৬. মক্কি সূরার বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
[ক] সূরা ও আয়াতসমূহ দীর্ঘ
✅ সূরা ও আয়াতসমূহ ছোট
[গ] মুনাফিকদের আলোচনা আছে
[ঘ] বিচারব্যবস্থা ও দণ্ডবিধি উল্লেখ আছে
১৯৭. আসিফ পবিত্র কুরআনের এমন একটি সূরা তিলাওয়াত করল যা তুলনামূলকভাবে ছোট এবং যার আয়াতগুলোও ছোট। সে কী ধরনের সূরা তিলাওয়াত করল? (প্রয়োগ)
[ক] মাদানি
✅ মক্কি
[গ] তায়েফি
[ঘ] হিজাজি
১৯৮. হিজরতের পরে যেসব সূরা নাজিল হয়েছে সেগুলোকে কী বলে? (জ্ঞান)
[ক] মক্কি
✅ মাদানি
[গ] লাইলি
[ঘ] নাহারি
১৯৯. মাদানি সূরার সংখ্যা কয়টি? (জ্ঞান)
[ক] ২২
✅ ২৮
[গ] ২৯
[ঘ] ৩২
২০০. ইহুদি ও খ্রিষ্টানদের প্রতি ইসলামের আহŸান এসেছে কোন সূরায়? (জ্ঞান)
[ক] মক্কি
✅ মাদানি
[গ] ইরাকি
[ঘ] ইরানি
২০১. যে সূরায় মুনাফিকদের পরিচয় বর্ণিত হয়েছে তাকে কী সূরা বলা হয়? (অনুধাবন)
[ক] মক্কি
✅ মাদানি
[গ] হিজরি
[ঘ] লাইলি
২০২. মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উলেখ আছে কোন সূরায়? (জ্ঞান)
[ক] মক্কি
✅ মাদানি
[গ] ইরাকি
[ঘ] ইরানি
২০৩. জুবের হিজরতের পরে নাজিল হওয়া সূরাগুলো নিয়মিত অধ্যয়ন করছে। এর ফলে সে জানতে পারবে- (উচ্চতর দক্ষতা)
[ক] শিরক ও কুফরের পরিচয় সম্পর্কে
[খ] জান্নাত ও জাহান্নামের বর্ণনা সম্পর্কে
[গ] শরিয়তের সাধারণ নীতিমালা সম্পর্কে
✅ পারস্পরিক আদান-প্রদান সম্পর্কে
২০৪. রাফি একটি সূরা পড়তে গিয়ে সেখানে মুনাফিকদের শাস্তি ও উত্তরাধিকার আইনের বিবরণ দেখতে পেল। রাফি কী ধরনের সূরা তিলাওয়াত করল? (প্রয়োগ)
[ক] ইরাকি
[খ] ইরানি
[গ] মক্কি
✅ মাদানি
২০৫. কোন সূরায় বিচারব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে? (জ্ঞান)
[ক] মক্কি
✅ মাদানি
[গ] হিজাজি
[ঘ] ইরাকি
২০৬. মাদানি সূরার বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
✅ জিহাদ ও পররাষ্ট্রনীতির আলোচনা আছে
[খ] মুশরিক ও কাফিরদের প্রশ্নের উত্তর আছে
[গ] কিয়ামত, জান্নাত-জাহান্নামের বর্ণনা আছে
[ঘ] শরিয়তের সাধারণ নীতিমালার বর্ণনা আছে
২০৭. কুরআন অধ্যয়নকালে আহমদ সালাত, যাকাত, হজ ও সাওম-এর বিবরণ দেখতে পায়। সে কী ধরনের সূরা অধ্যয়ন করছিল? (প্রয়োগ)
[ক] মক্কি
[খ] হিজাজি
✅ মাদানি
[ঘ] তায়েফি
২০৮. আয়মান সূরা বাকারার ন্যায় কতগুলো দীর্ঘ সূরা অধ্যয়ন করল? এর ফলে সে কী জানতে পারল?
(উচ্চতর দক্ষতা)
[ক] তাওহিদ ও রিসালাত
[খ] অবাধ্যদের পরিণতি
[গ] ইয়াতিমের সম্পদ হরণ
✅ শরিয়তের বিধি-বিধান
২০৯. রনি একটি সূরা তিলাওয়াত করল যার আয়াতগুলো তুলনামূলকভাবে বড়। রনি কী ধরনের সূরা তিলাওয়াত করল? (প্রয়োগ)
[ক] হিজাজি
[খ] ইরাকি
[গ] মক্কি
✅ মাদানি
২১০. কোনটি মাদানি সূরার বৈশিষ্ট্য? (জ্ঞান)
[ক] তাওহিদ ও রিসালাত
[খ] কিয়ামত
[গ] আখিরাত
✅ হালাল-হারাম
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১১. মক্কি সূরার বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. তাওহিদ ও রিসালাতের আহŸান
ii. পরকালের বিবরণ
iii. সূরাসমূহ দীর্ঘ আয়াতবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১২. শাহেদ শরিয়তের বিধি-বিধান ও ইবাদতের রীতিনীতি জানতে চায়। এজন্য তাকে অধ্যয়ন করতে হবে- (প্রয়োগ)
i. হিজরতের পরের সূরা
ii. মাদানি সূরা
iii. মক্কি সূরা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৩. আতাহার মাদানি সূরা অধ্যয়ন করে। এর ফলে সে জানতে পারবে- (উচ্চতর দক্ষতা)
i. ইবাদতের রীতিনীতি
ii. শরিয়তের বিধিবিধান
iii. শরিয়তের সাধারণ নীতিমালা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৪. মানজুর ইসলামের বিচার ব্যবস্থা ও দণ্ডবিধি সম্পর্কে জানতে চায়। এ জন্য তাকে অধ্যয়ন করতে হবে- (প্রয়োগ)
i. হিজরতের পূর্বের সূরা
ii. হিজরতের পরের সূরা
iii. নির্দিষ্ট মাদানি সূরা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৫. আরমান শরিয়তের সাধারণ নীতিমালা ও কাফির-মুশরিকদের বিভিন্ন অন্যায় অপরাধ বিষয়ে জানতে চায়। এজন্য তাকে অধ্যয়ন করতে হবে- (প্রয়োগ)
i. মক্কি সূরা
ii. মাদানি সূরা
iii. হিজাজি সূরা
নিচের কোনটি সঠিক?
✅ র
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৬ ও ২১৭ নং প্রশ্নের উত্তর দাও :
আফাজ ইসলামের বিচারব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চায়।
২১৬. আফাজকে পবিত্র কুরআনের কোন ধরনের সূরা অধ্যয়ন করতে হবে? (প্রয়োগ)
[ক] মক্কি
✅ মাদানি
[গ] হিজাজি
[ঘ] ইরাকি
২১৭. উক্ত সূরাগুলো অধ্যয়নের ফলে আফাজ আরও জানতে পারবে- (উচ্চতর দক্ষতা)
i. ইবাদতের রীতিনীতি
ii. শরিয়তের বিধিবিধান
iii. শরিয়তের সাধারণ নীতিমালা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-৫ : তিলাওয়াত : গুরুত্ব ও মাহাত্ম্য 📚
বোর্ড বই, পৃষ্ঠা- ৪৬
✍️ তিলাওয়াত শব্দের অর্থ- পাঠ করা।
✍️ কুরআন মজিদ দেখে দেখে পড়া যায় আবার- মুখস্তও পড়া যায়।
✍️ আল-কুরআন মহান আল্লাহর পবিত্র বাণী।
✍️ এটি হলো পূর্ণাঙ্গ- জ্ঞান ভাণ্ডার।
✍️ কুরআন তিলাওয়াত করতে হবে- গুরুত্বের সাথে।
✍️ চিন্তা ও গবেষণা করে কুরআন তিলাওয়াতের নির্দেশ দিয়েছেন- আল্লাহ।
✍️ উত্তম ইবাদত হলো- কুরআন তিলাওয়াত।
✍️ কুরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দা লাভ করে আল্লাহর- সন্তুষ্টি ও সান্নিধ্য।
✍️ শানেনুযুল অর্থ- অবতরণের পটভূমি।
✍️ শানেনুযুল জানার- উপকারিতা অনেক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১৮. সকল জ্ঞান-বিজ্ঞানের ভাণ্ডার কোনটি? (জ্ঞান)
[ক] তাওরাত
[খ] যাবুর
[গ] ইনজিল
✅ কুরআন
২১৯. ‘কুরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা’ - কার মন্তব্য? (জ্ঞান)
[ক] একজন ইংরেজ পণ্ডিতের
✅ একজন ফরাসি পণ্ডিতের
[গ] একজন ভারতীয় পণ্ডিতের
[ঘ] একজন বাঙালি পণ্ডিতের
২২০. ফরাসি পণ্ডিতের মতে “এটি বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, ভাষাবিদদের জন্য এক শব্দকোষ, বৈয়াকরণের জন্য এক ব্যাকরণ গ্রন্থ এবং বিধানের জন্য একটি বিশ্বকোষ।” এখানে কোন গ্রন্থের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
✅ কুরআন
[খ] হাদিস
[গ] ইজমা
[ঘ] কিয়াস
২২১. কুরআন নাজিলের প্রকৃত উদ্দেশ্য কখন সাধিত হবে? (অনুধাবন)
[ক] যখন আমরা মুখস্থ করব
[খ] যখন আমরা প্রচার করব
[গ] যখন আমরা অন্যকে বোঝাব
✅ যখন আমরা বুঝে তিলাওয়াত করব
২২২. “নিশ্চয়ই আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো উপদেশগ্রহণকারী আছে কি?” - এটি কার বাণী?
(জ্ঞান)
[ক] মহানবি (স)
✅ আল্লাহ তায়ালার
[গ] হযরত আবু বকর (রা)
[ঘ] ইমাম বুখারি (রহ)-এর
২২৩. তাজবিদ সহকারে কুরআন তিলাওয়াত করা কী? (জ্ঞান)
[ক] সুন্নত
[খ] মুবাহ
✅ আবশ্যক
[ঘ] মুস্তাহাব
২২৪. কুরআন মজিদ ভুল ও অসুন্দর সুরে তিলাওয়াত করলে কী হয়? (জ্ঞান)
[ক] সাওয়াব পাওয়া যায়
[খ] কম সাওয়াব পাওয়া যায়
[গ] কোনো সাওয়াব পাওয়া যায় না
✅ গুনাহ হয়
২২৫. শুদ্ধ ও সুন্দরভাবে কুরআন তিলাওয়াত করার নিয়মকে কী বলা হয়? (জ্ঞান)
✅ তাজবিদ
[খ] তামজিদ
[গ] তাওহিদ
[ঘ] তাকদির
২২৬. “আপনি কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুষ্পষ্টভাবে” - আয়াতের কোন বিষয়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] কুরআনের
[খ] তিলাওয়াতের
✅ তাজবিদের
[ঘ] ইবাদতের
২২৭. আল্লাহ তায়ালা কীভাবে কুরআন তিলাওয়াতের নির্দেশ দিয়েছেন? (অনুধাবন)
[ক] আন্তরিকতা ও নিষ্ঠার সাথে
[খ] গভীর ভালোবাসা ও মমতার সাথে
[গ] সুললিত কণ্ঠে ও গানের সুরে
✅ ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে
২২৮. “আপনি কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে” কোন সূরার আয়াত? (জ্ঞান)
[ক] সূরা আল-বাকারা
✅ সূরা আল-মুয্যাম্মিল
[গ] সূরা আল-মায়িদা
[ঘ] সূরা আন-নিসা
২২৯. কুরআন মজিদ শুদ্ধ ও সুন্দরভাবে পাঠ করলে কী পরিমাণ নেকি পাওয়া যায়? (জ্ঞান)
[ক] ৫ গুণ
✅ ১০ গুণ
[গ] ১৫ গুণ
[ঘ] ২০ গুণ
২৩০. সর্বোত্তম নফল ইবাদত কোনটি? (জ্ঞান)
[ক] সালাত
[খ] সাওম
[গ] যাকাত
✅ কুরআন পাঠ
২৩১. “আমার উম্মতের উত্তম ইবাদত হলো কুরআন তিলাওয়াত।”- কার বাণী? (জ্ঞান)
[ক] আল্লাহ তায়ালার
✅ মহানবি (স)-এর
[গ] ফেরেশতার
[ঘ] হযরত ঈসা (আ)-এর
২৩২. নিচের কোনটি উত্তম ইবাদত? (জ্ঞান)
[ক] সালাত
✅ কুরআন তিলাওয়াত
[গ] যাকাত
[ঘ] সাওম
২৩৩. জনাব যায়েদ নিজের অন্তরের মরিচা দূর করতে চান। এজন্য তাকে কী করতে হবে? (প্রয়োগ)
[ক] বেশি বেশি দান-সাদকা করতে হবে
[খ] নিয়মিত সালাত আদায় করতে হবে
✅ আল-কুরআন তিলাওয়াত করতে হবে
[ঘ] প্রতি বছর একবার হজ করতে হবে
২৩৪. জামিল প্রতিদিন শুদ্ধ ও সুন্দররূপে কুরআন তিলাওয়াত করে এবং এর মর্মার্থ বুঝে সে অনুযায়ী আমল করে। এতে সে কী লাভ করবে? (উচ্চতর দক্ষতা)
[ক] আর্থিক সচ্ছলতা ও উন্নতি
[খ] সুনাম ও প্রভূত সম্মান
[গ] শারীরিক সুস্থতা
✅ প্রভূত সম্মান ও মর্যাদা
২৩৫. শানে নুযুল বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] আল-কুরআনের অংশবিশেষ নাজিল হওয়া
[খ] আল-কুরআন একত্রে নাজিল হওয়া
[গ] আল-কুরআন সর্বপ্রথম নাজিল হওয়া
✅ আল-কুরআন নাজিলের কারণ বা পটভূমি
২৩৬. মহানবি (স)-এর প্রতি কাফিরদের উপহাস করার ঘটনাটি কোন সূরার শানে নুযুল হিসেবে পরিচিত? (জ্ঞান)
[ক] সূরা বাকারা
[খ] সূরা লাহাব
✅ সূরা কাউসার
[ঘ] সূরা যিলযাল
২৩৭. শানে নুযুল জানার উপকারিতা কয়টি? (অনুধাবন)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
২৩৮. শানে নুযুল জানার উপকারিতা কী? (জ্ঞান)
✅ শরিয়তের বিধান জানা
[খ] পরকালের ভয়ভীতি
[গ] দুনিয়ার মঙ্গল কামনা
[ঘ] ইবাদতের নিয়ম-কানুন জানা
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩৯. কুরআন মজিদ তিলাওয়াত করা উচিত- (অনুধাবন)
i. সুললিত কণ্ঠে
ii. তাজবিদ সহকারে
iii. কেঁদে কেঁদে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪০. কুরআন তিলাওয়াত করতে হয়- (অনুধাবন)
i. তাজবিদ অনুযায়ী
ii. তারতীল অনুযায়ী
iii. পবিত্র অবস্থায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪১. ইমাম সাহেব মানুষকে নিয়মিত কুরআন অধ্যয়ন করতে বলেন। যাতে তারা লাভ করতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. বিভিন্ন উপমার বিস্তারিত বিবরণ
ii. জীবন পরিচালনার সুস্পষ্ট মূলনীতি
iii. সকল সমস্যার সমাধানসূচক মূলনীতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪২. রহিম ও করিম কুরআন তিলাওয়াত করবে- (অনুধাবন)
i. তাজবিদ সহকারে
ii. সুললিত কণ্ঠে
iii. দেখে দেখে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪৩. ‘তিলাওয়াত’ শব্দের অর্থ- (অনুধাবন)
i. পাঠ করা
ii. উপস্থাপন করা
iii. আবৃত্তি করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৪ ও ২৪৫নং প্রশ্নের উত্তর দাও :
নবম শ্রেণির শিক্ষার্থী হাসান আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে চায়। তাছাড়া সে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে দুনিয়া ও আখিরাতে সফলতাও লাভ করতে চায়।
২৪৪. হাসানকে কী করতে হবে? (প্রয়োগ)
[ক] নিয়মিত সালাত আদায় করতে হবে
[খ] তাবলিগ জামাতে চল্লিশ দিন থাকতে হবে
[গ] পিতামাতার সেবা করতে হবে
✅ অর্থ বুঝে কুরআন তিলাওয়াত ও আমল করতে হবে
২৪৫. উক্ত আমলের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. সে প্রভূত সম্মান ও মর্যাদার অধিকারী হবে
ii. কিয়ামতের দিন তার পিতামাতাকে উজ্জ্বল মুকুট পরানো হবে
iii. দুনিয়ায় প্রচুর ধন-সম্পদের অধিকারী হবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৬ ও ২৪৭নং প্রশ্নের উত্তর দাও :
আব্দুস সালাম একজন কলেজ ছাত্র। সে প্রতিদিন শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করে। সে কুরআনের অর্থ বুঝতে চেষ্টা করে এবং অনুসরণ করে।
২৪৬. আব্দুস সালাম প্রতিটি হরফ তিলাওয়াতের বিনিময়ে কত গুণ সাওয়াব লাভ করবে? (প্রয়োগ)
✅ দশগুণ
[খ] সাতাশ গুণ
[গ] পঞ্চাশ গুণ
[ঘ] সাতাত্তর গুণ
২৪৭. আশা করা যায় আব্দুস সালামের- (উচ্চতর দক্ষতা)
i. অন্তর পরিশুদ্ধ হবে
ii. মর্যাদা বৃদ্ধি পাবে
iii. নৈতিক ও মানবিক গুণাবলি উন্নত হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-৬ : সূরা আশ-শামস 📚 বোর্ড বই, পৃষ্ঠা ৪৮
✍️ সূরা আশ-শামস- মক্কি সূরা।
✍️ সূরা আশ-শামস- এর আয়াত সংখ্যা- ১৫টি।
✍️ সূরা আশ-শামস- কুরআনের- ৯১তম সূরা।
✍️ সূরা আশ-শামস- এর বর্ণনাধারা- ৩টি।
✍️ সূরা আশ-শামস-এর শিক্ষা- ৬টি।
✍️ সূরা আশ-শামস-এর শেষ ভাগে বর্ণনা করা হয়েছে- মানুষের অবাধ্যতার কথা।
✍️ সূরা আশ-শামস-এর দ্বিতীয় ভাগে বর্ণনা করা হয়েছে- মানুষের অবস্থার কথা।
✍️ সূরা আশ-শামস- বিভিন্ন বস্তুর শপথ করেছেন।
✍️ আল্লাহর অবাধ্যতায় ধ্বংস হয়েছিল- ছামুদ জাতি।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪৮. সূরা আশ-শামস কোন সূরার অন্তর্গত? (জ্ঞান)
[ক] মাদানি
✅ মক্কি
[গ] হিজাজি
[ঘ] ইরাকি
২৪৯. সূরা আশ-শামস কুরআন মজিদের কততম সূরা? (জ্ঞান)
[ক] ৯০
✅ ৯১
[গ] ৯২
[ঘ] ৯৩
২৫০. আশ্-শামস শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] চন্দ্র
✅ সূর্য
[গ] গ্রহ
[ঘ] নক্ষত্র
২৫১. আশ-শামস সুরার শুরুতে কীসের শপথ করা হয়েছে? (জ্ঞান)
[ক] নক্ষত্রের
✅ সূর্যের
[গ] আকাশের
[ঘ] কিরণের
২৫২. সূরা আশ-শামসের বর্ণনা ধারা কয় ভাগে বিভক্ত? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
২৫৩. সূরা আশ-শামস-এর প্রথম ভাগে কয়টি আয়াত রয়েছে? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৬
✅ ৭
[ঘ] ৮
২৫৪. আল্লাহ সূরা আশ-শামস-এর শুরুতে বিভিন্ন বিষয়ের শপথ করেছেন কেন? (অনুধাবন)
[ক] আল্লাহ তাঁর মহিমা প্রকাশের জন্য
[খ] আল্লাহ তাঁর সৃষ্টির গুণ বর্ণনার জন্য
✅ পরবর্তী আয়াতগুলোর তাগিদ দেওয়ার জন্য
[ঘ] কুরআনের পরিপূর্ণতার জন্য
২৫৫. সূরা আশ-শামস-এর দ্বিতীয়ভাগে আল্লাহ কাদের অবস্থা বর্ণনা করেছেন? (জ্ঞান)
[ক] জীবনদের
✅ মানুষের
[গ] ফেরেশতাদের
[ঘ] পশুপাখির
২৫৬. আসমান, জমিন ও মানুষের স্রষ্টা কে? (জ্ঞান)
[ক] নবি-রাসুল
[খ] ওলিগণ
✅ আল্লাহ
[ঘ] বিজ্ঞানী
২৫৭. রাত-দিনের আবর্তন ঘটান কে? (জ্ঞান)
[ক] মানুষ
[খ] গাছপালা
[গ] বিজ্ঞানী
✅ আল্লাহ
২৫৮. মানুষকে সৎকর্ম-অসৎ কর্মের জ্ঞান দান করেছেন কে? (জ্ঞান)
✅ আল্লাহ
[খ] বিজ্ঞানী
[গ] মনীষী
[ঘ] দরবেশ
২৫৯. আরমান যাবতীয় অন্যায় ও অশ্লীলতা থেকে নিজেকে পবিত্র ও পরিশুদ্ধ করেছে। এর ফলে সে কী লাভ করবে? (উচ্চতর দক্ষতা)
[ক] ধন-সম্পদ
[খ] সামাজিক মর্যাদা
[গ] রাজনৈতিক নেতৃত্ব
✅ সার্বিক সফলতা
২৬০. জামাল নানাবিধ অন্যায় ও পাপকাজে জড়িত। তার মধ্যে কোন সূরার শিক্ষার অভাব পরিলক্ষিত হয়? (প্রয়োগ)
✅ সূরা আশ-শামস
[খ] সূরা আত-তীন
[গ] সূরা আল-ইনশিরাহ
[ঘ] সূরা আদ-দুহা
২৬১. জনাব হাবিব আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ মেনে চলেন এবং সৎ ও পুণ্যকর্মে নিয়োজিত থাকেন। তাঁর মধ্যে কোন সূরার শিক্ষার প্রভাব পরিলক্ষিত হয়? (প্রয়োগ)
[ক] সূরা আদ-দুহা
✅ সূরা আশ-শামস
[গ] সূরা আল-ইনশিরাহ
[ঘ] সূরা আত-তীন
২৬২. নিজেদেরকে পূত-পবিত্র রাখা যায় কীভাবে? (অনুধাবন)
✅ সৎ ও পুণ্যকর্মের মাধ্যমে
[খ] নিয়মিত গোসলের মাধ্যমে
[গ] নিয়মিত ওযুর মাধ্যমে
[ঘ] নিয়মিত তায়াম্মুমের মাধ্যমে
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬৩. যে ব্যক্তি নিজেকে পাপ পঙ্কিলতায় জড়িয়ে ফেলবে সে - (উচ্চতর দক্ষতা)
i. ব্যর্থ
ii. ধ্বংস
iii. সফলকাম
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৬৪. আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করে তাকে জ্ঞান দান করেছেন- (অনুধাবন)
i. সৎ কর্মের
ii. অসৎ কর্মের
iii. ব্যবসায়ের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৬৫. আল্লাহ তায়ালা ছামুদ জাতিকে শাস্তি প্রদান করেন- (অনুধাবন)
i. তাদের অবাধ্যতার জন্য
ii. রাসুল (স)-কে হত্যার জন্য
iii. আল্লাহর রাসুলকে অবিশ্বাসের কারণে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৬ ও ২৬৭ নং প্রশ্নের উত্তর দাও :
জুমুআর খুতবায় ইমাম সাহেব বললেন, পূর্বে একটি উন্নত সমৃদ্ধ জাতি ছিল। তারা আল্লাহর রাসুলকে অস্বীকার করল। ফলে মহান আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন।
২৬৬. ইমাম সাহেব কোন জাতির প্রতি ইঙ্গিত করেছেন? (প্রয়োগ)
✅ ছামুদ
[খ] আদ
[গ] কুরাইশ
[ঘ] চৌধুরী
২৬৭. উক্ত জাতির কর্মকাণ্ডের কাহিনী থেকে শিক্ষা নিয়ে কাজ করলে আমরা লাভ করব- (উচ্চতর দক্ষতা)
i. আল্লাহর সন্তুষ্টি
ii. ধন-সম্পদ
iii. সার্বিক সফলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-৭ : সূরা আদ-দুহা 📚 বোর্ড বই, পৃষ্ঠা ৫১
১. সূরা আদ-দুহা নাজিল হয়- মক্কায়।
২. সূরাটির নাম দুহা রাখা হয়েছে- প্রথম শব্দ দুহা থেকে।
৩. আবু লাহাবের স্ত্রীর নাম- উম্মে জামিল।
৪. কাফিরদের প্রচারিত গুজবের প্রতিবাদ জানানো হয়- সূরা দুহায়।
৫. সূরা দুহার প্রথমে শপথ করা হয়েছে- পূর্বাহ্নের।
৬. মহানবি (স) কে আল্লাহ ইয়াতিম অবস্থায় পেয়ে- আশ্রয় দিয়েছেন।
৭. মহান আল্লাহ মহানবি (স) কে কল্যাণময় জীবন দান করবেন- পরকালে।
৮. দুনিয়ার যাবতীয় নিয়ামত- আল্লাহর দান।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬৮. সূরা আদ-দুহার আয়াত সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ১০
✅ ১১
[গ] ১২
[ঘ] ১৩
২৬৯. সূরা আদ-দুহা অবতীর্ণ হয় কোথায়? (জ্ঞান)
✅ মক্কায়
[খ] মদিনায়
[গ] মিসরে
[ঘ] কায়রোতে
২৭০. রাসুল (স)-এর প্রতি ওহি বন্ধ ছিল কেন? (অনুধাবন)
✅ তাহাজ্জুদ না পড়ার কারণে
[খ] আল্লাহ রাগ করার কারণে
[গ] অনুসারীদের হতাশা করার জন্য
[ঘ] জিবরাইল (আ) অসুস্থ ছিলেন বলে
২৭১. আবু লাহাবের স্ত্রীর নাম কী? (জ্ঞান)
[ক] উম্মে সালমা
[খ] উম্মে কুলসুম
✅ উম্মে জামিল
[ঘ] উম্মে তহরা
২৭২. আল্লাহ তায়ালা প্রিয় নবি (স)-কে সান্ত¡না প্রদান করে সূরা আদ-দুহা নাজিল করেন কেন? (অনুধাবন)
[ক] মক্কাবাসীদের নির্যাতনের কারণে
[খ] মক্কাবাসীদের ষড়যন্ত্রের কারণে
[গ] কাফিরদের অত্যাচারের কারণে
✅ কাফিরদের ঠাট্টা-বিদ্রুপের কারণে
২৭৩. আদ-দুহা শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] অপরাহ্ণ
✅ পূর্বাহ্ণ
[গ] মধ্যাহ্ন
[ঘ] সায়াহ্ন
২৭৪. ‘খাইরুন’ অর্থ কী? (জ্ঞান)
[ক] ক্ষতি
[খ] কৃপণ
✅ ভালো
[ঘ] দিবস
২৭৫. সূরা আদ-দুহায় আল্লাহ কীসের কথা প্রকাশ করতে বলেছেন? (অনুধাবন)
[ক] তাওহিদের কথা
[খ] কৃতজ্ঞতার কথা
[গ] মনুষ্যত্ব বিকাশের কথা
✅ নিয়ামতের কথা
২৭৬. কোন সূরায় মহানবি (স)-এর প্রতি আল্লাহ প্রদত্ত অনুগ্রহের কথা উলেখ করা হয়েছে? (জ্ঞান)
[ক] সূরা আল-ইনশিরাহ
✅ সূরা আদ-দুহা
[গ] সূরা আত্-তীন
[ঘ] সূরা আল-কাদর
২৭৭. সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল কে? (জ্ঞান)
[ক] হযরত আদম (রা)
[খ] হযরত ইব্রাহিম (আ)
[গ] হযরত মুসা (আ)
✅ হযরত মুহাম্মদ (স)
২৭৮. মহানবি (স)-এর কত বছর বয়সে তাঁর মাতা মারা যান? (জ্ঞান)
[ক] পাঁচ
✅ ছয়
[গ] সাত
[ঘ] আট
২৭৯. আল্লাহ অভাবমুক্ত করেন কাকে? (জ্ঞান)
[ক] জিবরাইল (আ)
✅ মহানবি (স)
[গ] আবু বকর (রা)
[ঘ] আদম (আ)
২৮০. জনাব আমান আল্লাহর নির্দেশ মেনে চলেন। তিনি ইয়াতিমদের প্রতি কঠোর হন না এবং কোনো সাহায্যপ্রার্থীকে ধমক দেন না। বরং তাদেরকে আশ্রয় দেন এবং সাহায্য করেন। এর ফলে জনাব আমান কী লাভ করবেন? (উচ্চতর দক্ষতা)
✅ আল্লাহর সন্তুষ্টি
[খ] রাসুল (সা)-এর শাফাআত
[গ] সামাজিক মর্যাদা
[ঘ] প্রচুর ধন-সম্পদ
২৮১. ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া এবং তাদের সম্পদ জোর করে দখল করা কাদের বৈশিষ্ট্য? (অনুধাবন)
[ক] লোভীদের
[খ] ইহুদিদের
✅ কাফির ও মুনাফিকদের
[ঘ] জালিমদের
২৮২. “আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো পরিত্যাগ করেন না”-এ শিক্ষাটি আমরা কোন সূরার আলোকে জানতে পারি? (প্রয়োগ)
[ক] সূরা আশ-শামস
✅ সূরা আদ-দুহা
[গ] সূরা আল-ইনশিরাহ
[ঘ] সূরা আত-তীন
২৮৩. জনাব বশির উদ্দিন একজন ধনী ব্যক্তি। তিনি তার নিকট সাহায্য নিতে আসা গরিব, নিঃস্ব ও ইয়াতিমদের সাথে দুর্ব্যবহার করেন এবং তাদেরকে ধমক দেন। বশির উদ্দিনের এরূপ আচরণ কোন সূরার শিক্ষার পরিপন্থী? (প্রয়োগ)
[ক] সূরা আশ-শামস
✅ সূরা আদ-দুহা
[গ] সূরা আল-ইনশিরাহ
[ঘ] সূরা আত-তীন
২৮৪. দুনিয়ার সকল কল্যাণ ও নিয়ামত কার দান? (জ্ঞান)
✅ আল্লাহর
[খ] নবি-রাসুলের
[গ] ফেরেশতার
[ঘ] ওলিদের
২৮৫. ‘লা-তানহার’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] কঠোর হবেন না
✅ ধমক দেবেন না
[গ] নিষেধ করবেন না
[ঘ] আশ্রয় দেবেন না
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৮৬. সূরা আদ-দুহা- (অনুধাবন)
i. মক্কি সূরা
ii. ৯৩তম সূরা
iii. মাদানি সূরা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮৭. রাসুল (স) তাহাজ্জুদের সালাত পড়তে পারেননি- (অনুধাবন)
i. অসুস্থ থাকার কারণে
ii. দুই-তিন রাত
iii. তিন-চার রাত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮৮. ধনী ও সচ্ছল ব্যক্তিদের করণীয় হবে- (অনুধাবন)
i. গরিব-দুঃখীদের সাহায্য করা
ii. ইয়াতিমদের সাহায্য করা
iii. ভিক্ষুকদের ধমক দেয়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮৯. সূরা আদ-দুহার শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করব- (উচ্চতর দক্ষতা)
i. সবসময় আল্লাহর ওপর ভরসা রেখে
ii. দুঃখকে নিঃসংকোচে বরণ করে
iii. গরিব ও দুস্থদের যথাসম্ভব সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯০ ও ২৯১ নং প্রশ্নের উত্তর দাও :
মাওলানা আকবর আলিকে আল্লাহ অনেক নিয়ামত দান করেছেন। তার সাত ছেলে সবাই শিক্ষিত এবং চাকুরে। মেয়েদেরকে ভালো জায়গায় বিবাহ দিয়েছেন। তিনি ভিক্ষুক ও ইয়াতিমদের সাহায্য করেন এবং তাদের সাথে সদ্ব্যবহার করেন।
২৯০. মাওলানা আকবর আলির চরিত্রে কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? (প্রয়োগ)
[ক] সূরা আল-ইনশিরাহ
✅ সূরা আদ-দুহা
[গ] সূরা আল-মাউন
[ঘ] সূরা আত-তীন
২৯১. এরূপ কর্মকাণ্ডের ফলে মাওলানা আকবর আলি লাভ করবেন- (উচ্চতর দক্ষতা)
i. উত্তম পুরস্কার
ii. আল্লাহর সন্তুষ্টি
iii. অধিক ধন-সম্পদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯২ ও ২৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
সাজিদ কুরআনের একটি সূরার শিক্ষা অবলম্বন করে ভিক্ষুকদের ধমক দেয় না বরং নিজের অর্থের শুকরিয়া আদায় করে।
২৯২. অনুচ্ছেদে কোন সূরার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] সূরা আশ-শামস
✅ সূরা আদ-দুহা
[গ] সূরা আল-কাওসার
[ঘ] সূরা আল-ইনশিরাহ
২৯৩. সাজিদের শেষ কাজটি- (উচ্চতর দক্ষতা)
i. শুভ পরিণতির লক্ষণ
ii. নিয়ামতের কৃতজ্ঞতা
iii. নিজ স্বার্থ সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-৮ : সূরা আল-ইনশিরাহ 📚 বোর্ড বই, পৃষ্ঠা ৫৩
✍️ সূরা আল-ইনশিরাহ- মক্কি সূরা।
✍️ সূরা আল-ইনশিরাহ-এর আয়াত সংখ্যা- ৮।
✍️ সূরা আল-ইনশিরাহ কুরআনের- ৯৪তম সূরা।
✍️ এ সূরার নাম ইনশিরাহ রাখার কারণ হলো- এটি সূরায় আছে।
✍️ সারা আরবের লোক ভালোবাসতো- মহানবি (স) কে।
✍️ আল-আমিন বলে ডাকতো- মহানবি (স) কে।
✍️ মহানবি (স) জন্মগ্রহণ করেন- মক্কা নগরে।
✍️ সত্য ও ন্যায়ের জন্য সাধনাকারীর- অন্তর আল্লাহ খুলে দেন।
✍️ অত্যন্ত মূল্যবান জীবনের- প্রতিটি মুহূর্ত।
✍️ সঠিকভাবে পালন করতে হবে- দায়িত্ব ও কর্তব্য।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৯৪. সূরা আল-ইনশিরাহ কত আয়াত বিশিষ্ট? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৬
[গ] ৭
✅ ৮
২৯৫. আল-কুরআনে সূরা আল-ইনশিরাহর অবস্থান কততম? (জ্ঞান)
[ক] ৯১
[খ] ৯২
[গ] ৯৩
✅ ৯৪
২৯৬. আল-আমিন কার উপাধি ছিল? (জ্ঞান)
✅ হযরত মুহাম্মদ (স)-এর
[খ] হযরত আবু বকর (রা)-এর
[গ] হযরত উমর (রা)-এর
[ঘ] হযরত উসমান (রা)-এর
২৯৭. মক্কার কাফিররা মহানবি (স)-এর বিরোধিতা শুরু করে কেন? (অনুধাবন)
[ক] মক্কার নেতৃত্ব দাবি করায়
✅ ইসলাম প্রচার শুরু করায়
[গ] কাফিরদের মক্কা ছেড়ে যেতে বলায়
[ঘ] কাবা মেরামত করতে বলায়
২৯৮. মহানবি (স)-কে যাদুকর, পাগল বলে কষ্ট দিত কারা? (জ্ঞান)
[ক] মিসরবাসী
✅ মক্কাবাসী
[গ] মদিনাবাসী
[ঘ] বাঙালিরা
২৯৯. ইসলামের দাওয়াত দেওয়ার কারণে হযরত ঈসা (আ) ইহুদীদের শত্রু হয়েছেন। তাঁর এরূপ কাজ কার দাওয়াতি কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ? (প্রয়োগ)
[ক] হযরত আদম (আ)
[খ] হাফিজ ইবরাহিম
[গ] হযরত নূহ (আ)
✅ হযরত মুহাম্মদ (স)
৩০০. আল্লাহ তায়ালা সূরা আল-ইনশিরাহর মাধ্যমে নবি (স)-কে কী দিয়েছেন? (জ্ঞান)
[ক] আদেশ
[খ] নিষেধ
✅ সান্ত¡না
[ঘ] ধমক
৩০১. হযরত মুহাম্মদ (স)-কে সান্ত¡না প্রদানের উদ্দেশ্যে আল্লাহ কোন সূরা অবতীর্ণ করেন? (জ্ঞান)
[ক] সূরা আল-মাউন
[খ] সূরা আল-কদর
[গ] সূরা আত্-তীন
✅ সূরা আল-ইনশিরাহ
৩০২. ইনশিরাহ’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] শান্তি
✅ উন্মুক্ত
[গ] অবসর
[ঘ] অবকাশ
৩০৩. সাদরান অর্থ কী?
[ক] কষ্ট
[খ] প্রকাশ
✅ বক্ষ
[ঘ] সাথে
৩০৪. কষ্টের পরে কী আছে? (জ্ঞান)
[ক] টাকা
[খ] বিশ্রাম
✅ স্বস্তি
[ঘ] ঘুম
৩০৫. মহানবি হযরত মুহাম্মদ (স) কোথায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
✅ মক্কায়
[খ] মদিনায়
[গ] জেদ্দায়
[ঘ] ইরাকে
৩০৬. মহানবি (স) যে দেশে জন্মগ্রহণ করেন সে দেশের লোকেরা মূর্তিপূজা ও কুফরিতে লিপ্ত ছিল। সেটি কোন দেশ? (প্রয়োগ)
[ক] কাতার
[খ] মদিনা
✅ আরব
[ঘ] আমিরাত
৩০৭. রাসেল সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিবেদিত। এর ফলে তার পরিণতি কী হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] আল্লাহ তায়ালা তার ধন-সম্পদ বাড়িয়ে দেবেন
[খ] আল্লাহ তায়ালা তার মর্যাদা বাড়িয়ে দেবেন
[গ] আল্লাহ তায়ালা তাকে নেতৃত্ব দান করবেন
✅ আল্লাহ তায়ালা তার অন্তরকে খুলে দেবেন
৩০৮. সত্য ও ন্যায় উপলদ্ধি করার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রচেষ্টা চালালে আল্লাহ তার কী উন্মুক্ত করে দেন? (জ্ঞান)
[ক] মস্তিষ্ক
[খ] বুদ্ধি
✅ অন্তর
[ঘ] জ্ঞান
৩০৯. ‘জীবনের প্রতিটি মুহূর্ত অতি মূল্যবান’ এটা কোন সূরার শিক্ষা? (অনুধাবন)
[ক] সূরা আদ-দুহা
✅ সূরা আল-ইনশিরাহ
[গ] সূরা আত-তীন
[ঘ] সূরা যিলযাল
৩১০. জামি পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহ তায়ালার ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করেন। তার চরিত্রে কার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] মানুষের
[খ] আল্লাহর নবির
✅ আল্লাহর প্রিয় বান্দার
[ঘ] আওলিয়াদের
৩১১. সূরা আল-ইনশিরাহর শেষে মহানবি (স)-কে আল্লাহ কী বিষয়ে নির্দেশ দিলেন? (প্রয়োগ)
✅ অবসরে ইবাদতের
[খ] যুদ্ধে অংশগ্রহণের
[গ] ধৈর্যের
[ঘ] মদিনা হিজরতের
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩১২. মহানবি (স)-এর জন্মগ্রহণের সময় আরবরা- (অনুধাবন)
i. অশ্লীল কাজে লিপ্ত ছিল
ii. মূর্তিপূজায় নিমজ্জিত ছিল
iii. তাওহিদপন্থী ছিল
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১৩. যে ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা ও সাধনা করে আল্লাহ তায়ালা- (অনুধাবনা)
i. তার অন্তরকে খুলে দেন
ii. তাকে সৎ পথ প্রদর্শন করেন
iii. তাকে ধন-সম্পদ দান করেন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১৪ ও ৩১৫ নং প্রশ্নের উত্তর দাও :
নবুয়ত লাভের পর আমাদের প্রিয় নবি (স) ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কার কাফিররা তাঁর বিরোধিতা শুরু করে। কাফিরদের ঠাট্টা-বিদ্রুপ ও অন্যায়-অত্যাচারে মহানবি (স) উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন।
৩১৪. এরূপ অবস্থায় কোন সূরা থেকে মহানবি (স) শিক্ষা গ্রহণ করেন? (প্রয়োগ)
[ক] সূরা আত-তীন
✅ সূরা আল-ইনশিরাহ
[গ] সূরা আদ-দুহা
[ঘ] সূরা আল-মাউন
৩১৫. এর ফলে মহানবি (স) মুক্ত হলেন- (উচ্চতর দক্ষতা)
i. অর্থ সংকট থেকে
ii. দুঃখকষ্ট থেকে
iii. দুনিয়ার জীবন থেকে
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-৯ : সূরা আত-তীন 📚 বোর্ড বই, পৃষ্ঠা ৫৬
✍️ কুরআনের ৯৫ তম সূরার নাম- সূরা আত-তীন।
✍️ মানবজাতির পরিপূর্ণ সফলতা লাভের দিকনির্দেশনা আছে- সূরা আত-তীনে।
✍️ মানুষ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম- সৃষ্টি।
✍️ মানুষের সম্মান ও মর্যাদা নির্ভরশীল- সৎকর্মের ওপর।
✍️ আল্লাহ তায়ালাও সর্বশ্রেষ্ঠ- বিচারক।
✍️ কোনো সুস্থ বিবেকবান ব্যক্তির জন্য উচিত নয়- আখিরাতে অবিশ্বাস।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩১৬. জোহরা একটি বই পড়ে জানতে পারল মহান আল্লাহ একদিন পৃথিবীর সব মানুষকে বিচারের জন্য একটি মাঠে উপস্থিত করবেন। জোহরার পঠিত মাঠটির নাম কী? (প্রয়োগ)
[ক] কিয়ামতের মাঠ
[খ] আরাফাতের মাঠ
[গ] কাবার মাঠ
✅ হাশরের মাঠ
৩১৭. মহান আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। এ সুন্দর মানুষ যদি অসুন্দর ও অসৎকাজ করে তবে তার পরিণতি কী হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] শারীরিক ক্ষতি
[খ] আর্থিক দৈন্যতা
✅ অপমাণ লাঞ্ছণা
[ঘ] চেহারার পরিবর্তন
৩১৮. সূরা আত-তীন আল-কুরআনের কততম সূরা? (জ্ঞান)
[ক] ৯০
✅ ৯৫
[গ] ১০০
[ঘ] ১০৫
৩১৯. সূরা আত-তীনের প্রথম তিন আয়াতে আল্লাহ তায়ালা কয়টি বস্তুর শপথ করেছেন? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫
৩২০. সূরা আত-তীনের কোন আয়াতে তুর পর্বতের শপথ রয়েছে? (জ্ঞান)
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ
৩২১. সূরা আত-তীন কোথায় অবতীর্ণ হয়েছিল? (জ্ঞান)
✅ মক্কায়
[খ] মদিনায়
[গ] সিরিয়ায়
[ঘ] ফিলিস্তিনে
৩২২. আত-তীন অর্থ কী? (জ্ঞান)
[ক] আঙ্গুর ফল
[খ] আতাফল
✅ আঞ্জির ফল
[ঘ] যায়তুন ফল
৩২৩. সর্বশ্রেষ্ঠ বিচারক কে? (জ্ঞান)
✅ আল্লাহ
[খ] মহানবি (স)
[গ] বিচারপতি
[ঘ] মসজিদের ইমাম
৩২৪. সৃষ্টিজগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি কোনটি? (জ্ঞান)
[ক] নবি
[খ] ফেরেশতা
[গ] জীন
✅ মানুষ
৩২৫. মানুষের সম্মান ও মর্যাদা কীসের ওপর নির্ভরশীল? (জ্ঞান)
[ক] টাকার
✅ সৎকর্মের
[গ] নিজের
[ঘ] জ্ঞানের
৩২৬. আঞ্জির ও যায়তুন ফল কোন অঞ্চলে বেশি উৎপন্ন হয়? (জ্ঞান)
[ক] সিরিয়া ও ইরান
[খ] ফিলিস্তিন ও মক্কা
✅ সিরিয়া ও ফিলিস্তিন
[ঘ] ইরাক ও ইরান
৩২৭. আল্লাহ তায়ালা সূরা আত-তীন নাজিল করেছেন কেন? (অনুধাবন)
[ক] মহানবি (স)-কে সান্ত¡না প্রদানের জন্য
✅ পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য
[গ] মানুষকে সৎ ও অসৎ কর্মের জ্ঞান দান করার জন্য
[ঘ] বিপদে ধৈর্যধারণের শিক্ষা প্রদান করার জন্য
৩২৮. আল্লাহ তায়ালা তূর পর্বতের শপথ করেছেন কেন? (অনুধাবন)
[ক] এটি সবচেয়ে উচু পর্বত বলে
✅ এটি অত্যন্ত বরকতময় বলে
[গ] এটি মুসা (আ)-এর ভ্রমণের স্থান বলে
[ঘ] এটি নবিদের আগমনের স্থান বলে
৩২৯. সূরা আত-তীনে আল্লাহ তায়ালার চারটি বস্তুর শপথ করার উদ্দেশ্য কী? (অনুধাবন)
[ক] বস্তুগুলোর উপকারিতা বর্ণনা করা
[খ] বস্তুগুলোর পরিচিতি তুলে ধরা
✅ আল্লাহ তায়ালার নিয়ামত বর্ণনা করা
[ঘ] বিভিন্ন স্থানের বর্ণনা দেয়া
৩৩০. জনাব জাফর আলি এমন একটি নিরাপদ স্থানে যেতে চান, যেখানে রক্তপাত ও মারামারি নিষিদ্ধ। এজন্য তাকে কোথায় যেতে হবে? (প্রয়োগ)
[ক] মদিনায়
[খ] সিরিয়ায়
[গ] ফিলিস্তিনে
✅ মক্কায়
৩৩১. শারমিন আকৃতিতে সুন্দর হলেও যাবতীয় অন্যায়, অসৎ ও অশ্লীল কাজে লিপ্ত থাকে। এর ফলে আল্লাহ তায়ালা তাকে কী করবেন? (উচ্চতর দক্ষতা)
[ক] সম্পদশালী
[খ] মর্যাদাবান
✅ লাঞ্ছিত
[ঘ] অবজ্ঞা
৩৩২. সূরা আত-তীনে মহান আল্লাহ মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টির কথা বলেছেন কেন? (অনুধাবন)
[ক] নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণার জন্য
[খ] সৃষ্টিকুলের নেতৃত্ব দেবার জন্য
✅ ইমান এনে সৎকর্ম করার জন্য
[ঘ] নিজেদের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য
৩৩৩. জনাব মানিক অত্যন্ত সুন্দর আকৃতির একজন মানুষ। কিন্তু তিনি নিজেকে পাপাচারে জড়িয়ে রেখেছেন। এর ফলে তিনি কোথায় পতিত হবেন? (উচ্চতর দক্ষতা)
[ক] তুর পাহাড়ে
[খ] পাহাদের খাদে
✅ সর্বনিম্ন স্তরে
[ঘ] সর্বনিম্ন গর্তে
৩৩৪. ‘আসফালা’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] নামানো
✅ সর্বনিম্ন
[গ] স্তর
[ঘ] পুনরায়
৩৩৫. সৎকর্মশীলগণ কী লাভ করবেন? (জ্ঞান)
[ক] হিসাব
✅ নিয়ামত
[গ] সৎকর্ম
[ঘ] বিচারিক ক্ষমতা
৩৩৬. সূরা আত-তীনে বর্ণিত আল্লাহর গুণবাচক নামটি কী? (অনুধাবন)
[ক] রহমান
[খ] রহিম
[গ] খালিক
✅ আহকামূল হাকিমিন
৩৩৭. ‘যায়তুন’ কোন ধরনের ফল? (জ্ঞান)
✅ জলপাই
[খ] ডুমুর
[গ] কলা
[ঘ] খেজুর
৩৩৮. ‘দীন’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] দিবস
[খ] জীবিকা
✅ জীবন-বিধান
[ঘ] দরিদ্র
৩৩৯. মানুষ শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি কোন সূরায় প্রকাশ পায়? (জ্ঞান)
[ক] সূরা আদ-দুহা
✅ সূরা আত-তীন
[গ] সূরা আল-ইনশিরাহ
[ঘ] সূরা আশ-শামস
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৪০. সূরা আত-তীনে আল্লাহ শপথ করেছেন- (অনুধাবন)
i. আঞ্জিরের
ii. যায়তুনের
iii. মক্কা নগরীর
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii
৩৪১. যায়তুন ফলের বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
i. ফল অত্যন্ত বরকতময়
ii. তেল খুবই উপকারী
iii. ফল খেতে সুস্বাদু
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও ii
৩৪২. সূরা আত-তীনের শেষাংশে আল্লাহ সতর্ক করেছেন- (উত্তর দক্ষতা)
i. দুনিয়া সম্পর্কে
ii. আখিরাত সম্পর্কে
iii. পরকাল সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৪৩. জনাব আশমাল নিজেকে সৃষ্টির সেরা জীব মনে করে এবং তদনুযায়ী আমল করে। সূরা আত-তীনের আলোকে তিনি লাভ করবেন- (উচ্চতর দক্ষতা)
i. অশেষ পুরস্কার
ii. সুখের জান্নাত
iii. আল্লাহর সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪৪ ও ৩৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
মাওলানা জুনায়েদ জানেন, মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের ওপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়।
৩৪৪. মাওলানা সাহেব কোন সূরা থেকে এ শিক্ষা লাভ করেছেন? (প্রয়োগ)
✅ সূরা আত-তীন
[খ] সূরা আল-মাউন
[গ] সূরা আল-ইনশিরাহ
[ঘ] সূরা আদ-দুহা
৩৪৫. উক্ত সূরার শিক্ষা অনুযায়ী কাজ করার ফলে তিনি লাভ করবেন- (উচ্চতর দক্ষতা)
i. উত্তম পুরস্কার
ii. চির সুখের জান্নাত
iii. জাহান্নামের শাস্তি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-১০ : সূরা আল-মাউন 📚 বোর্ড বই, পৃষ্ঠা ৫৮
✍️ সূরা আল-মাউন কুরআনের- ১০৭তম সূরা।
✍️ সূরা আল-মাউন এর আয়াত সংখ্যা- ৭টি।
✍️ সূরা আল-মাউনে- মক্কায় অবতীর্ণ।
✍️ সূরা আল-মাউন -এ কাফির মুনাফিকদের- বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে।
✍️ বিচার দিবসকে অস্বীকার করা- খুবই জঘন্য কাজ।
✍️ দুঃস্থ ইয়াতিমদের তাড়িয়ে দেওয়া নয় বরং- সাহায্য করা।
✍️ সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য- মহাধ্বংস।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৪৬. মুনাফিকরা সালাতে উদাসীন থাকে কেন? (অনুধাবন)
[ক] অলস হওয়ায়
✅ আখিরাতে অবিশ্বাসী হওয়ায়
[গ] ষড়যন্ত্রমূলক মনোভাব থাকায়
[ঘ] এটি তাদের অভ্যাস
৩৪৭. সূরা আল-মাউন আল-কুরআনের কততম সূরা? (জ্ঞান)
[ক] ১০৫
[খ] ১০৬
✅ ১০৭
[ঘ] ১০৮
৩৪৮. সূরা আল-মাউনের আয়াত সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৬
✅ ৭
[ঘ] ৮
৩৪৯. তাওহিদ, রিসালাত ও আখিরাত অস্বীকার করলে কী হয়? (জ্ঞান)
✅ কাফির ও মুনাফিক হয়ে যায়
[খ] মুনাফিক ও জালিম হয়ে যায়
[গ] ফাসিক ও জালিম হয়ে যায়
[ঘ] মুশরিক ও ফাসিক হয়ে যায়
৩৫০. ‘সাহূন’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
✅ উদাসীন
[খ] অস্বীকারকারী
[গ] দুর্ভোগ সৃষ্টিকারী
[ঘ] বিতাড়নকারী
৩৫১. বিচার দিবসের অস্বীকারকারী কারা? (জ্ঞান)
[ক] মুনাফিক ও মুশরিক
[খ] মুমিন ও মুসলিম
[গ] কাফির ও জালিম
✅ কাফির ও মুনাফিক
৩৫২. সূরা আল-মাউন কোন ধরনের সূরা? (জ্ঞান)
[ক] মাদানি
✅ মক্কি
[গ] ইরানি
[ঘ] ইরাকি
৩৫৩. ‘আল-মাউন’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] আমি সৃষ্টি করেছি
[খ] কর্মফল দিবস
✅ নিত্য ব্যবহার্য বস্তু
[ঘ] তাকে নামিয়ে দিয়েছি
৩৫৪. সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য কী রয়েছে? (জ্ঞান)
[ক] ধনসম্পদ
[খ] খাদ্য
[গ] যাক্কুম
✅ মহাধ্বংস
৩৫৫. আওসাফ ঠিকমতো সালাত আদায় করে না। তার এরূপ আচরণে কাদের বৈশিষ্ট্য প্রকাশ পায়? (প্রয়োগ)
[ক] মুত্তাকি
[খ] মুমিন
✅ মুনাফিক
[ঘ] মুহসিন
৩৫৬. জামিল আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় না করে লোক দেখানো সালাত আদায় করে। তার এরূপ কাজের পরিণতি কী? (উচ্চতর দক্ষতা)
[ক] অপমান
[খ] লাঞ্ছনা
✅ মহাধ্বংস
[ঘ] অর্থ সংকট
৩৫৭. দুলাল মিঞা নেতৃত্ব লাভ ও ভোট পাওয়ার জন্য লোক দেখানো সালাত আদায় করে। তার এরূপ কাজের পরিণতি কী? (উচ্চতর দক্ষতা)
✅ মহাধ্বংস
[খ] চরম বিপদ
[গ] অপমান
[ঘ] লাঞ্ছনা
৩৫৮. ‘ফাওয়াইলুন’ অর্থ কী? (জ্ঞান)
✅ দুর্ভোগ
[খ] শাস্তি
[গ] নির্মম
[ঘ] কঠোর
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৫৯. সালাত আদায় করতে হবে- (অনুধাবন)
i. বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে
ii. লোক দেখানোর জন্য
iii. আল্লাহর সন্তষ্টি অর্জনের জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও iii
৩৬০. জব্বার সালাত আদায়ে যথেষ্ট উদাসীন। তার চরিত্রে ফুটে উঠেছে- (প্রয়োগ)
i. কাফিরের বৈশিষ্ট্য
ii. মুনাফিকের বৈশিষ্ট্য
iii. মুশরিকের বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ রর
[গ] iii
[ঘ] i ও ii
৩৬১. মিনার নিয়মিত সালাত আদায় করে না। এর ফলে আখিরাতে তার জন্য রয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. পরম সুখ
ii. চরম বিপদ
iii. মহাধ্বংস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[গ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬২ ও ৩৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
মাজিদ ঠিকমতো সালাত আদায় করে না। শুধু পাড়া-প্রতিবেশীকে দেখানোর জন্য মাঝে মধ্যে সালাত আদায় করে।
৩৬২. মাজিদের মধ্যে কার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? (প্রয়োগ)
[ক] ফাসিকের
✅ মুনাফিকের
[গ] কাফিরের
[ঘ] মুশরিকের
৩৬৩. মাজিদের সালাতের পরিণতি হবে- (উচ্চতর দক্ষতা)
i. মহাধ্বংস
ii. চিরস্থায়ী জাহান্নাম
iii. আল্লাহর সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[গ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-১১ : শরিয়তের দ্বিতীয় উৎস : সুন্নাহ
📚 বোর্ড বই, পৃষ্ঠা ৫৯
✍️ সুন্নাহ অর্থ- রীতিনীতি।
✍️ সুন্নাহর অপর নাম- হাদিস।
✍️ হাদিস হলো কুরআনের- পরিপূরক।
✍️ হাদিসের রাবি পরম্পরাকে- সনদ বলে।
✍️ হাদিসের মূল বক্তব্যকে- মতন বলে।
✍️ মতন অনুসারে হাদিস- ৩ প্রকার।
✍️ সনদ অনুসারে হাদিস- ৩ প্রকার।
✍️ যে হাদিসের সনদ রাসুল (স) পর্যন্ত পৌঁছেছে- তাই মারফু হাদিস।
✍️ হিজরি ৩য় শতক ছিল হাদিস সংকলনের- স্বর্ণযুগ।
✍️ সিহাহ সিত্তাহ অর্থ- ছয়টি বিশুদ্ধ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৬৪. যে হাদিসের ভাষা রাসুলুল্লাহ (স)-এর এবং ভাব আল্লাহ তায়ালার সেটি কোন ধরনের হাদিস? (অনুধাবন)
[ক] মারফু
✅ কুদসি
[গ] মাওকুফ
[ঘ] মাকতু
৩৬৫. কুরআন ও হাদিস মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালনা করে। এ দুটোর শিক্ষা ও আদর্শ ত্যাগ করলে কী হয়? (উচ্চতর দক্ষতা)
✅ পথভ্রষ্ট
[খ] খিয়ানত
[গ] আর্থিক ক্ষতি
[ঘ] শারীরিক ক্ষতি
৩৬৬. ‘সুন্নাহ’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
✅ রীতিনীতি
[খ] হিসাব
[গ] দাঁড়িপাল্লা
[ঘ] পোশাক
৩৬৭. সুন্নাহকে অপর কী নামে অভিহিত করা হয়? (জ্ঞান)
[ক] কুরআন
✅ হাদিস
[গ] ইজমা
[ঘ] কিয়াস
৩৬৮. শরিয়তের উৎস হিসেবে আল-কুরআনের পরই কার স্থান? (জ্ঞান)
✅ হাদিসের
[খ] ইজমার
[গ] কিয়াসের
[ঘ] ফিক্হ-র
৩৬৯. হাদিস শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] হিসাব
✅ বাণী
[গ] নীতি
[ঘ] পন্থা
৩৭০. মহানবি (স)-এর বাণী, কর্ম ও মৌন সম্মতিকে কী বলে? (জ্ঞান)
✅ হাদিস
[খ] তাকসির
[গ] ফিক্হ
[ঘ] মানতিক
৩৭১. মহানবি (স)-এর মুখ নিঃসৃত প্রতিটি বাণীকে কী বলে? (জ্ঞান)
✅ কাওলি হাদিস
[খ] হাদিসে কুদসি
[গ] ফি’লী হাদিস
[ঘ] সহিহ হাদিস
৩৭২. হাদিস সংকলনের উদ্দেশ্য কী? (অনুধাবন)
✅ জাল-হাদিস প্রতিরোধ
[খ] হাদিসসমূহ একত্রীকরণ
[গ] আঞ্চলিক প্রয়োজন মেটানো
[ঘ] রাসুল (স)-এর হাদিস প্রচার
৩৭৩. তাকরিরি হাদিস বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] মহানবি (স)-এর কাজ সম্বন্ধীয় হাদিস
[খ] মহানবি (স)-এর বাণীসূচক হাদিস
✅ মহানবি (স)-এর মৌন সম্মতি জ্ঞাপক হাদিস
[ঘ] আল্লাহ তায়ালার সাথে সম্পৃক্ত হাদিস
৩৭৪. রাসুলুল্লাহ (স)-এর জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল কেন? (অনুধাবন)
[ক] সাহাবিদের স্মৃতিশক্তি প্রখর থাকায়
[খ] লেখার কাগজ ও কলমের স্বল্পতা থাকায়
[গ] দাওয়াতী কাজে বিঘœ ঘটার আশঙ্কায়
✅ কুরআনের বাণীর সাথে সংমিশ্রণের আশঙ্কায়
৩৭৫. রহমত আল-কুরআনের একটি ব্যাখ্যা জানতে পারল না। এজন্য তাকে কী করতে হবে? (প্রয়োগ)
[ক] ফিকহশাস্ত্র পড়তে হবে
[খ] ইতিহাসশাস্ত্র পড়তে হবে
[গ] মানতিক শাস্ত্র পড়তে হবে
✅ হাদিসশাস্ত্র পড়তে হবে
৩৭৬. সাইদুল এমন একটি হাদিস পড়ল যেখানে শুধু একজন তাবিঈর বাণী ও কর্ম রয়েছে, রাসুল (স) বা সাহাবিদের কোনো বক্তব্য নেই। সাইদুলের পঠিত হাদিসটি কোন ধরনের হাদিস? (প্রয়োগ)
[ক] মারফু
[খ] মাওকুফ
✅ মাকতু
[ঘ] মাওযু
৩৭৭. রিফাত নিয়মিত হাদিস অধ্যয়ন করে। এর ফলে সে কী জানতে পারবে? (উচ্চতর দক্ষতা)
[ক] হাদিসের ব্যাখ্যা
[খ] ইজমার বিবরণ
[গ] কিয়াসের নীতিমালা
✅ কুরআনের ব্যাখ্যা
৩৭৮. তামজিদ একটি হাদিসে দেখল সেখানে রাসুল (স)-এর কোনো বক্তব্য বা আমলের বর্ণনা নেই। কিন্তু তার সামনে এমন কাজ করা হয়েছে যাতে তিনি নিষেধ না করে নিশ্চুপ রয়েছেন। তামজিদের দেখা হাদিসটি কোন ধরনের হাদিস? (প্রয়োগ)
[ক] ফিলি
[খ] কাওলি
[গ] মাকতু
✅ তাকরিরি
৩৭৯. আবিদ একটি হাদিস পড়ছিল যাতে রাসুল (স)-এর কোনো বক্তব্য বা আমলের বর্ণনা নেই। বরং একজন সাহাবির বক্তব্য রয়েছে। আবিদের পড়া হাদিসটি কোন ধরনের হাদিস? (প্রয়োগ)
[ক] মারফু
✅ মাওকুফ
[গ] মাকতু
[ঘ] ফিলি
৩৮০. নাজির কুরআন অধ্যয়ন করতে গিয়ে দেখেন সেখানে সালাত কায়েমের কথা আছে কিন্তু এর ওয়াক্ত, আদায়ের নিয়মাবলি ইত্যাদি কিছুই নেই। এগুলো জানার জন্য তাকে দারস্থ হতে হবে- (প্রয়োগ)
[ক] ইমামের
[খ] আলিমের
✅ হাদিসের
[ঘ] তাফসিরের
৩৮১. সনদ বা রাবি পরম্পরার দিক থেকে হাদিস কত প্রকার? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৮২. হাদিসে মাওকুফ দ্বারা বোঝানো হয়েছে- (অনুধাবন)
i. সাহাবিদের কথা, কাজ
ii. সাহাবিদের মৌন সমর্থন
iii. সাহাবিদের অনুসরণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৮৩. হাদিসের মূল বক্তব্যকে বলা হয়- (অনুধাবন)
i. সনদ
ii. মতন
iii. রাবি
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] ii ও iii
৩৮৪. সিহাহ সিত্তাহ’র অন্তর্ভুক্ত হাদিসগ্রন্থ হলো- (অনুধাবন)
i. বুখারি, মুসলিম
ii. মুয়াত্তা ইমাম মালিক
iii. সুনানে নাসাই, আবু দাউদ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৮৫. হাদিস বা সুন্নাহ হচ্ছে পবিত্র কুরআনের- (অনুধাবন)
i. ব্যাখ্যা
ii. পরিপূরক
iii. অনুলিপি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৮৬. হাদিস বলতে বোঝায়- (অনুধাবন)
i. সাহাবিদের বক্তব্য
ii. মহানবি (স)-এর বক্তব্য
iii. রাসুল (স)-এর কর্ম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৮৭. হাদিস সংকলনের উদ্দেশ্য কী ছিল? (অনুধাবন)
i. জাল হাদিস প্রতিরোধ
ii. হাদিসমূহ একত্রীকরণ
iii. আঞ্চলিক প্রয়োজন মেটানো
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৮৮. হাদিসে কুদসির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর- (অনুধাবন)
i. অর্থ ও ভাব আল্লাহর
ii. ভাষা রাসুল্লাহর (স)-এর
iii. লেখা রাসুলুল্লাহ (স)- এর
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৮৯. সাহাবিগণ রাসুল (স)-এর হাদিস সংরক্ষণ করতেন- (অনুধাবন)
i. নিজেরা মুখস্থ করে
ii. পরিজনদের শুনিয়ে
iii. বন্ধু-বান্ধবদের কাছে পৌঁছিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৯০. সাহাফ পবিত্র কুরআনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা জানতে চায়। অথচ কুরআনে তা খুঁজে পাচ্ছে না। এজন্য তাকে দ্বারস্থ হতে হবে- (প্রয়োগ)
i. কুরআনের
ii. হাদিসের
iii. সুন্নাহর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৯১. ইমাদ আল্লাহ ও রাসুল-এর পথে নিজেকে পরিচালিত করতে চান এবং সর্বদা পথভ্রষ্টতা থেকে মুক্ত থাকতে চান। এজন্য তাকে আঁকড়ে ধরতে হবে- (প্রয়োগ)
i. কুরআন
ii. হাদিস
iii. কিয়াস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৯২. হাদিস হলো- (অনুধাবন)
i. ইসলামের প্রতিচ্ছায়া
ii. কুরআনের ব্যাখ্যা
iii. ইসলামের প্রতিচ্ছবি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৯৩ ও ৩৯৪ নং প্রশ্নের উত্তর দাও :
কুরআন ও হাদিস ইসলামি শরিয়তের সর্বপ্রধান দুটি উৎস হলেও যাহিদ হাদিসকে বাদ দিয়ে শুধুমাত্র কুরআন অনুসরণ করতে চায়। এ বিষয়ে সে বলে, কুরআন পূর্ণাঙ্গ গ্রন্থ। সকল সমস্যার সমাধান কুরআনেই রয়েছে।
৩৯৩. হাদিস সম্পর্কে যাহিদের মনোভাব কীসের পরিপন্থী? (প্রয়োগ)
[ক] কুরআনের জ্ঞানের
[খ] হাদিসের জ্ঞানের
[গ] ফিকহের জ্ঞানের
✅ কুরআন-হাদিসের
৩৯৪. যাহিদ তার বিশ্বাস আঁকড়ে থাকলে- (উচ্চতর দক্ষতা)
i. পথভ্রষ্ট হবে
ii. বিপথগামী হবে
iii. সম্পদশালী হবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৯৫ ও ৩৯৬ নং প্রশ্নের উত্তর দাও :
জোহরা শিক্ষককে প্রশ্ন করল, স্যার মহানবি (স) চৌদ্দশত বছর আগে হাদিস বলেছেন তা আমাদের পর্যন্ত এলো কীভাবে আর তিনিই যে এ কথাগুলো বলেছেন তার প্রমাণ কী?
শিক্ষক তখন তাকে সনদ সম্পর্কে বিস্তারিত বোঝালেন।
৩৯৫. জোহরা প্রশ্ন করেছিল- (প্রয়োগ)
i. মহানবি (স)-এর কথা, কর্ম ও মৌনসম্মতি সম্পর্কে
ii. সাহাবিদের কথা, কর্ম ও মৌনসম্মতি সম্পর্কে
iii. তাবিঈদের কথা, কর্ম ও মৌনসম্মতি সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৯৬. জোহরার প্রশ্নের উত্তর শিক্ষক মহোদয় মূলত কোন প্রসঙ্গে বলেছিলেন?
(উচ্চতর দক্ষতা)
[ক] হাদিসের মূলকথা
✅ বর্ণনা পরম্পরা
[গ] হাদিসের প্রেক্ষাপট
[ঘ] হাদিসের প্রকার
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-১২ থেকে ১৫; হাদিস-১ থেকে ৪ পর্যন্ত
📚 বোর্ড বই, পৃষ্ঠা ৬৩
✍️ নিয়ত অর্থ- উদ্দেশ্য।
✍️ আল-আমালু অর্থ- কর্মসমূহ।
✍️ কাজের লক্ষ্য বা উদ্দেশ্যকে বলা হয়- নিয়ত।
✍️ প্রত্যেক কাজে সফলতা নির্ভর করে- নিয়তের ওপর।
✍️ আল্লাহ মানুষের বাহ্যিক আমলের সাথে লক্ষ রাখেন- অন্তরের অবস্থা।
✍️ বুখারি শরিফের প্রথম হাদিস- নিয়ত সম্পর্কে।
✍️ ইসলাম প্রতিষ্ঠিত পাঁচটি- ভিত্তির ওপর।
✍️ দানশীলতা- মহৎগুণ।
✍️ বৃক্ষরোপণ- পুণ্যের কাজ।
✍️ মহানবি (স) আমাদের উৎসাহিত করেছেন- বৃক্ষরোপণের জন্য।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৯৭. কাজের উদ্দেশ্য কেমন হওয়া উচিত তা জানা যায় কীভাবে? (অনুধাবন)
✅ নিয়তের দ্বারা
[খ] কাজের দ্বারা
[গ] ব্যক্তির চেষ্টার দ্বারা
[ঘ] কাজের ধরনের দ্বারা
৩৯৮. জনাব জহির সারাদিন কিছু না খেয়ে কাটিয়ে দেয়। এক্ষেত্রে তার রোযা না হওয়ার কারণ কী? (প্রয়োগ)
✅ নিয়ত না করা
[খ] রমযান না হওয়া
[গ] পেটের অসুখ
[ঘ] কিছু খেতে না পাওয়া
৩৯৯. নিয়ত সৎ হলে কাজে কী পাওয়া যায়? (জ্ঞান)
✅ সুফল
[খ] কুফল
[গ] আনন্দ
[ঘ] স্বস্তি
৪০০. ‘সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল’- এটি কোন হাদিসগ্রন্থে আছে? (জ্ঞান)
✅ বুখারি
[খ] মুসলিম
[গ] তিরমিযি
[ঘ] আবু দাউদ
৪০১. ‘বুনিয়া’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
✅ প্রতিষ্ঠিত
[খ] পরিচালিত
[গ] তৈরি করা
[ঘ] মজবুত
৪০২. ‘খামসিন’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] তিন
[খ] চার
✅ পাঁচ
[ঘ] ছয়
৪০৩. জনাব আজিজ একজন ইমানদার ব্যক্তি। তিনি সালাত, যাকাত, হজ ও সাওম পালনের মাধ্যমে আল্লাহ তায়ালার পূর্ণ আনুগত্য প্রকাশ করেছেন। ইসলামের দৃষ্টিতে তাকে কী বলা যাবে? (প্রয়োগ)
[ক] মুহসিন
[খ] মুজাহিদ
✅ মুসলিম
[ঘ] শহিদ
৪০৪. একজন পূর্ণাঙ্গ মুসলিম কয়টি বিষয়ের প্রতি দৃষ্টি রাখবে? (জ্ঞান)
[ক] তিন
[খ] চার
✅ পাঁচ
[ঘ] ছয়
৪০৫. খরচ করা ও দানশীলতা কেমন কাজ? (জ্ঞান)
[ক] সামাজিক
[খ] ভালো
[গ] ব্যক্তিগত
✅ পুণ্যময়
৪০৬. দানশীল ব্যক্তির জন্য কারা দোয়া করে থাকেন? (জ্ঞান)
[ক] আলেমরা
[খ] মুসলিরা
✅ ফেরেশতারা
[ঘ] হাফিযরা
৪০৭. আসমানের ফেরেশতাগণ কার প্রতি বদদোয়া করেন? (জ্ঞান)
[ক] দানশীল ব্যক্তির
[খ] অবাধ্য ব্যক্তির
✅ কৃপণ ব্যক্তির
[ঘ] জালিমদের
৪০৮. জনাব আকরাম বন্ধু-বান্ধব, পাড়াপ্রতিবেশী ও গরিব দুঃখীদের জন্য খরচ করে না। এলাকায় সবাই তাকে কৃপণ মনে করে। তার পরিণতি কী হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] সমাজে একঘরে হয়ে পড়বে
[খ] মানুষের সহযোগিতা থেকে বঞ্চিত হবে
✅ দুনিয়া-আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে
[ঘ] আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে
৪০৯. ‘ইয়াগরিসু’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] কর্তন করে
✅ রোপণ করে
[গ] চাষাবাদ করে
[ঘ] পরিচর্যা করে
৪১০. ‘গারসান’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
✅ বৃক্ষ
[খ] পাখি
[গ] মানুষ
[ঘ] ফসল
৪১১. মানুষ পার্থিব লাভের পাশাপাশি কীভাবে পরকালীন কল্যাণ লাভ করতে পারে? (অনুধাবন)
[ক] দান-সাদকাহর মাধ্যমে
✅ বৃক্ষরোপণের মাধ্যমে
[গ] বন্ধুত্বের মাধ্যমে
[ঘ] সালাতের মাধ্যমে
৪১২. বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি কী লাভ করতে পারে? (জ্ঞান)
[ক] ধন-সম্পদ
[খ] টাকা-পয়সা
✅ পরকালীন কল্যাণ
[ঘ] মান-সম্মান
৪১৩. বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সাওয়াব লাভ করে কেন? (অনুধাবন)
[ক] অক্সিজেন পাওয়ার কারণে
[খ] খাদ্যের চাহিদা মেটানোর কারণে
[গ] পরিবেশের ভারসাম্য রক্ষার কারণে
✅ পশু-পাখি কীট-পতঙ্গ খাওয়ার কারণে
৪১৪. জাবের সাহেব এক বিঘা জমিতে পেয়ারা, আম, জামরুল, লিচু ইত্যাদি ফলের বাগান করেছেন। তার বাগান থেকে মানুষ পশু-পাখি সকলেই উপকৃত হয়। এরূপ কাজের ফলে তিনি কী লাভ করবেন? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রচুর অর্থ
[খ] সামাজিক মর্যাদা
[গ] পারিবারিক শান্তি
✅ অনেক সাওয়াব
৪১৫. ‘নিয়ত’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] আমল
[খ] ভালো কাজ
✅ সংকল্প
[ঘ] ফলাফল
৪১৬. ‘আল-আ’মালু’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] নিয়ত
[খ] কর্ম
✅ কর্মসমূহ
[ঘ] নিশ্চয়ই
৪১৭. বৃক্ষরোপণ সম্পর্কীয় হাদিসে কত প্রকার প্রাণীর কথা বর্ণিত হয়েছে? (অনুধাবন)
[ক] এক
[খ] দুই
✅ তিন
[ঘ] চার
৪১৮. ‘হে আল্লাহ! সম্পদ আটককারীকে ক্ষতিগ্রস্ত কর’ এ অভিসম্পাত কার? (জ্ঞান)
[ক] মহানবির
✅ ফেরেশতার
[গ] মুত্তাকিদের
[ঘ] সম্পদহীনদের
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪১৯. বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজন- (অনুধাবন)
i. অন্ন
ii. বস্ত্র
iii. বাসস্থান
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii
৪২০. বৃক্ষ আমাদের- (অনুধাবন)
i. সচ্ছলতা প্রদান করে
ii. অক্সিজেন প্রদান করে
iii. পরিবেশ রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪২১. কৃপণ ব্যক্তির সম্পদে কোনোরূপ- (অনুধাবন)
i. কল্যাণ নেই
ii. বরকত নেই
iii. আসক্তি নেই
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪২২. দানশীলতা হলো- (অনুধাবন)
i. মহৎ গুণ
ii. পুণ্যময় কাজ
iii. নিন্দনীয় কাজ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪২৩. ‘নি’মাতুন’ শব্দের অর্থ হলো- (অনুধাবন)
i. অবদান
ii. অনুগ্রহ
iii. শান্তি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২৪ ও ৪২৫ নং প্রশ্নের উত্তর দাও :
আহাদ সাহেব একজন বৃদ্ধ মানুষ। তিনি বাগান পরিচর্যা করে তার অবসর সময় অতিবাহিত করেন। একবার তিনি মহল্লার সবাইকে নিয়ে সামাজিকভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নেন।
৪২৪. অনুচ্ছেদে উল্লিখিত আহাদ সাহেবের উদ্যোগ ইসলামের দৃষ্টিতে ভালো কাজ হিসেবে বিবেচিত হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] সকলে অন্য কাজ ফেলে বৃক্ষ নিয়ে পড়ে থাকবে
✅ ইসলামে বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়েছে
[গ] এতে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পাবে
[ঘ] এতে অবসর সময় কাটানো যাবে
৪২৫. এ কাজের ফলে আহাদ সাহেব লাভ করবেন- (প্রয়োগ)
✅ অনেক সাওয়াব
[খ] অনেক সম্মান
[গ] অনেক সম্পদ
[ঘ] অনেক মর্যাদা
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-১৬ থেকে ১৮; হাদিস-৫ থেকে ৭ পর্যন্ত
📚 বোর্ড বই, পৃষ্ঠা ৬৯
✍️ বন্ধুত্ব করা উচিত সর্বোত্তম- লোকদের সাথে।
✍️ যিকির শব্দের অর্থ- স্মরণ করা।
✍️ সকল সৃষ্টি আল্লাহর- পরিজন।
✍️ সৃষ্টিকূলের প্রতি অনুগ্রহ করলে খুশি হন- আল্লাহ তায়ালা।
✍️ এক মুসলমান অপর মুসলমানের- ভাই।
✍️ আল্লাহ তায়ালার নিকট প্রিয় ব্যক্তি- সাহায্যকারী মুসলিম।
✍️ হাজাতুন শব্দের অর্থ- প্রয়োজন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪২৬. কাদের দেখলে আল্লাহ তায়ালার কথা স্মরণ হয়? (জ্ঞান)
[ক] শিক্ষিত লোকদের
[খ] ধনী লোকদের
[গ] অসহায় লোকদের
✅ সর্বোত্তম লোকদের
৪২৭. মনিরের চালচলন, আচার-ব্যবহার ও পোশাক-পরিচ্ছদ দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। হাদিসের ভাষ্যানুযায়ী সে কীরূপ লোক? (প্রয়োগ)
[ক] জ্ঞানী
[খ] সম্মানিত
[গ] ধনী
✅ সর্বোত্তম
৪২৮. সর্বোত্তম কাজ কোনটি? (জ্ঞান)
[ক] জীবে দয়া করা
✅ আল্লাহকে স্মরণ করা
[গ] রোগীর সেবা করা
[ঘ] মানুষের কল্যাণ করা
৪২৯. মানুষের মর্যাদা নিরূপিত হয় কীভাবে? (অনুধাবন)
[ক] ধন-সম্পদের মাধ্যমে
[খ] বংশমর্যাদার মাধ্যমে
✅ দীন পালনের মাধ্যমে
[ঘ] দান-সাদকার মাধ্যমে
৪৩০. খালিক শব্দের অর্থ কী? (জ্ঞান)
✅ সৃষ্টিকর্তা
[খ] পালনকর্তা
[গ] দয়ালু
[ঘ] সর্বজ্ঞ
৪৩১. কারা আশরাফুল মাখলুকাত? (জ্ঞান)
[ক] গাছপালা
✅ মানুষ
[গ] পাহাড়-পর্বত
[ঘ] পশু-পাখি
৪৩২. জীবজন্তু, পশুপাখির প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহ কী করেন? (জ্ঞান)
✅ খুশি হন
[খ] রাগ করেন
[গ] ধমক দেন
[ঘ] তিরস্কার করেন
৪৩৩. মানুষ আল্লাহ তায়ালার প্রিয় বান্দা হতে পারে কীভাবে? (অনুধাবন)
[ক] সমস্ত সম্পদ দান করার দ্বারা
✅ সৃষ্টির প্রতি অনুগ্রহ করার দ্বারা
[গ] প্রতিবেশীর হক আদায় করার দ্বারা
[ঘ] অসুস্থ মানুষের সেবা করার দ্বারা
৪৩৪. মুসলমানগণ পরস্পর কী? (জ্ঞান)
✅ ভাই-ভাই
[খ] বন্ধু
[গ] শত্রু
[ঘ] আত্মীয়
৪৩৫. সামর্থ্য থাকলে মুসলমানকে সাহায্য করতে হবে কেন? (অনুধাবন)
[ক] এটি দায়িত্ব
✅ একে অপরের ভাই
[গ] সম্প্রীতি সৃষ্টির জন্য
[ঘ] সুনাম অর্জনের জন্য
৪৩৬. হাজি আব্দুর রহমানের নিকট কোনো ব্যক্তি সাহায্য চাইলে তিনি তাকে সাহায্য করেন। এরূপ কাজের ফলে আল্লাহ তায়ালা তাঁকে কী করবেন? (উচ্চতর দক্ষতা)
[ক] ধন-সম্পদ বৃদ্ধি করবেন
[খ] সঠিক পথের সন্ধান দিবেন
[গ] বিনা হিসাবে জান্নাত দিবেন
✅ তার প্রয়োজন পূরণ করবেন
৪৩৭. ‘আত-তাজিরু’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
✅ ব্যবসায়ী
[খ] বিশ্বস্ত
[গ] সত্যবাদী
[ঘ] শহিদ
৪৩৮. আল-আমিন শব্দের অর্থ কোনটি? (জ্ঞান)
[ক] সত্যবাদী
✅ বিশ্বস্ত
[গ] ব্যবসায়ী
[ঘ] আমানতদার
৪৩৯. ‘বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সঙ্গে থাকবেন’- এটি কোন হাদিস গ্রন্থের? (জ্ঞান)
✅ ইবনে মাজাহ
[খ] তিরমিযি
[গ] আবু দাউদ
[ঘ] বুখারি
৪৪০. ‘ই’য়ালুন’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] আত্মীয়
[খ] শত্রু
[গ] বন্ধু
✅ পরিজন
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৪১. সর্বোত্তম মানুষ তারা- (অনুধাবন)
i. যাদের দেখলে সৎ মনে হয়
ii. যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়
iii. যাদের দেখলে ভদ্র মনে হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i ও iii
৪৪২. সমগ্র সৃষ্টি- (অনুধাবন)
i. আল্লাহর পরিজন
ii. ফেরেশতার পরিজন
iii. মহানবি (স)-এর পরিজন
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও iii
৪৪৩. শত্রুর মোকাবিলায় সকলকে- (অনুধাবন)
i. এগিয়ে আসতে হবে
ii. পিছিয়ে যেতে হবে
iii. কিছু করতে হবে
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৪৪ ও ৪৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
আমেনা বেগমের বিড়াল পালনের খুব শখ। তিনি তার বিড়ালের খুব যত্ন নেন। কিন্তু তাঁর নাতি আকাশ বিড়ালকে কষ্ট দেয়। তিনি আকাশকে এরূপ করতে নিষেধ করেন।
৪৪৪. আমেনা বেগমের কাজে কোনটি প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
[ক] কর্তব্যপরায়ণতা
✅ সৃষ্টির সেবা
[গ] দয়া
[ঘ] দায়িত্বশীলতা
৪৪৫. এরূপ কাজের ফলে আমেনা বেগম লাভ করবেন- (উচ্চতর দক্ষতা)
i. আল্লাহর সন্তুষ্টি
ii. পরিবারের সন্তুষ্টি
iii. পশুপাখির সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-১৯ থেকে ২১; হাদিস ৮ থেকে ১০ পর্যন্ত
📚 বোর্ড বই, পৃষ্ঠা ৭২
✍️ পবিত্র পেশা-ব্যবসা- বাণিজ্য।
✍️ লোভ-লালসা ত্যাগ করতে হবে- ব্যবসার ক্ষেত্রে।
✍️ সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে- মর্যাদার অধিকারী হবে।
✍️ সর্বাবস্থায় আল্লাহর ওপর ভরসা করে- মুমিন ব্যক্তি।
✍️ কল্যাণ শব্দের আরবি- খাইরুন।
✍️ বিপদ-মুছিবত মুমিনের জন্য- পরীক্ষা।
✍️ আযিম শব্দের অর্থ- মহামহিম।
✍️ হাবিবুন শব্দের অর্থ- প্রিয়।
✍️ আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করলে- আল্লাহ খুশি হন।
✍️ নেকির পাল্লা ভারি হলে মানুষ- জান্নাতে প্রবেশ করবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৪৬. শহিদুলের দোকানে সবসময় ভিড় লেগে থাকে। ন্যায্য মূল্য ও ওজনে সঠিক দেন তিনি। তাকে কোন ধরনের ব্যবসায়ী বলা হয়? (প্রয়োগ)
[ক] সঠিক ব্যবসায়ী
[খ] আমানতদার ব্যবসায়ী
✅ বিশ্বস্ত ব্যবসায়ী
[ঘ] বড় ব্যবসায়ী
৪৪৭. ‘খায়রুন’ শব্দের অর্থ কোনটি? (জ্ঞান)
✅ কল্যাণ
[খ] অকল্যাণ
[গ] শান্তি
[ঘ] খুশি
৪৪৮. রাজ্জাক সাহেবের একমাত্র উপার্জনক্ষম ছেলে গাড়ি দুর্ঘটনায় মারা গেলে তিনি কোনো প্রকার কান্নাকাটি না করে আল্লাহকে ধন্যবাদ দিয়ে বলেন হে আল্লাহ! তুমিই গরিবের একমাত্র ভরসা। তার চরিত্রে কোনটি পরিলক্ষিত হচ্ছে? (উচ্চতর দক্ষতা)
✅ ধৈর্য
[খ] কষ্ট
[গ] অভাব
[ঘ] ভরসা
৪৪৯. মান্নান সাহেবের আপন ভাই তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। তারপরও তিনি ধৈর্যসহকারে মহান আল্লাহর উপর ভরসা করেন। মান্নান সাহেবের চরিত্রে কার বৈশিষ্ট্য ফুটে উঠেছে? (প্রয়োগ)
[ক] মুহসিন
[খ] মুত্তাকি
✅ মুমিন
[ঘ] শহিদ
৪৫০. সুখ-দুঃখ সর্বাবস্থায় শোকর ও সবরের মাধ্যমে কী লাভ করা যায়? (জ্ঞান)
[ক] শান্তি
[খ] অগ্রগতি
[গ] সমৃদ্ধি
✅ কল্যাণ
৪৫১. নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করে কে? (জ্ঞান)
✅ মুমিন
[খ] মুনাফিক
[গ] বিনয়ী
[ঘ] বিদ্বান
৪৫২. কার শুকরিয়া আদায় করতে হয়? (জ্ঞান)
[ক] বাবা-মার
[খ] নবি-রাসুলের
[গ] দরবেশের
✅ আল্লাহর
৪৫৩. রাসুলুল্লাহ (স) আমাদের বরকতময় যিকির শিক্ষা দিয়েছেন কেন? (অনুধাবন)
[ক] আমরা রাসুলুল্লাহ (স)-এর উম্মত বলে
[খ] আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন বলে
✅ তিনি আমাদের কল্যাণকামী ছিলেন বলে
[ঘ] যিকিরে অনেক ফজিলত রয়েছে বলে
৪৫৪. ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ এবং ‘সুবহানাল্লাহিল আযিম’- এ বাক্যদ্বয় আল্লাহ তায়ালার নিকট অত্যন্ত প্রিয় কেন? (অনুধাবন)
[ক] তাওহিদ বা আল্লাহর একত্ববাদের বর্ণনা দেওয়া হয়েছে বলে
[খ] আল্লাহ তায়ালার প্রিয় হাবিবের পরিচয় বর্ণনা করা হয়েছে বলে
[গ] আল্লাহ তায়ালার প্রতি ইমান আনার গুরুত্ব বর্ণনা করা হয়েছে বলে
✅ আল্লাহর পবিত্রতা, মহিমা ও প্রশংসা বর্ণনা করা হয়েছে বলে
৪৫৫. মিযানের পাল্লায় ভারী হবে কোন যিকিরটি? (জ্ঞান)
[ক] আল-হামদুলিল্লাহ
✅ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
[গ] আল্লাহু আকবার
[ঘ] ইন্নালিল্লাহ
৪৫৬. কে মহাপবিত্র ও মহামহিম? (জ্ঞান)
[ক] মানুষ
[খ] মহানবি (স)
✅ আল্লাহ
[ঘ] জিবরাইল (আ)
৪৫৭. আল্লাহর নিকট প্রিয় বাক্য কোনটি? (জ্ঞান)
✅ সুবহানাল্লাহি
[খ] আল্লাহু আকবার
[গ] আল্লাহু ওয়াহিদুন
[ঘ] আল্লাহু আহাদুন
৪৫৮. গোলাম রাব্বানি সাহেব সর্বদা ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম’ -এ বাক্য দুটি পাঠ করেন। এর ফলে তিনি কী লাভ করবেন? (উচ্চতর দক্ষতা)
[ক] অর্থ-সম্পদ
[খ] নেতৃত্ব
[গ] সামাজিক মর্যাদা
✅ সফলতা
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৫৯. সৎ ব্যবসায়ীগণ কিয়ামতের দিন- (উচ্চতর দক্ষতা)
i. শহিদগণের সঙ্গী হবেন
ii. জান্নাতে প্রবেশ করবেন
iii. জিজ্ঞাসিত হবেন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৬০. মুমিন ব্যক্তির সব কাজই- (অনুধাবন)
i. কল্যাণকর
ii. অকল্যাণকর
iii. বিস্ময়কর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৬১. আমান মালে ভেজাল মিশ্রিত করে এবং ওজনে কম দিয়ে ব্যবসা করে। তার এরূপ ব্যবসা হারাম। কারণ এটি- (প্রয়োগ)
i. প্রতারণা
ii. মিথ্যাচার
iii. নিফাক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৬২. একজন ব্যবসায়ীকে কিয়ামতের দিন শহিদদের সঙ্গী হতে হলে প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. সততার সাথে ব্যবসা করা
ii. মিথ্যার আশ্রয় গ্রহণ
iii. ওজনে কম-বেশি না করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৬৩. মুমিন ব্যক্তি সর্বোচ্চ কল্যাণ লাভ করে- (অনুধাবন)
i. যিকিরের মাধ্যমে
ii. সবরের মাধ্যমে
iii. শোকরের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৬৪. তাবিদ ব্যবসায় প্রতারণা করেন, মালে ভেজাল দেন, মজুদদারি করেন। কিয়ামতের দিন তিনি বঞ্চিত হবেন- (প্রয়োগ)
i. বাদশাহদের সঙ্গ থেকে
ii. মুত্তাকিদের সঙ্গ থেকে
iii. শহিদদের সঙ্গ থেকে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii
৪৬৫. আরাফ একজন ব্যবসায়ী। তার ব্যবসায়ের পুঁজিই হচ্ছে সততা ও বিশ্বস্ততা। এর ফলে আল্লাহ তাকে দান করবেন- (উচ্চতর দক্ষতা)
i. শহিদদের সঙ্গ
ii. স্থায়ী জান্নাত
iii. প্রচুর সম্পদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৬৬. মুমিনের প্রতিটি কাজই কল্যাণকর। কারণ সে- (অনুধাবন)
i. সুখে কৃতজ্ঞতা প্রকাশ করে
ii. বিপদে ধৈর্যধারণ করে
iii. সব কিছুকে পরীক্ষা মনে করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৬৭. রাফাত মিয়া সম্পদ লাভে যেমন আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করেন তেমনি সামান্য বিপদে ধৈর্যহীন হয়ে পড়েন। এটি তার জন্য বিবেচিত হবে- (প্রয়োগ)
i. অকল্যাণরূপে
ii. অসম্মানরূপে
iii. অমর্যাদারূপে
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৪৬৮. ইরাফ শত বিপদেও ধৈর্যহারা হন না। বরং তিনি প্রতিটি বিপদকেই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করেন। এর ফলে তিনি লাভ করবেন- (উচ্চতর দক্ষতা)
i. সর্বাধিক কল্যাণ
ii. নিয়ামতের বৃদ্ধি
iii. আল্লাহ সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৬৯. রাসুলুল্লাহ (স) উম্মতকে অতি পূর্ণময় দুটি বাক্য শিক্ষা দিয়েছেন। তা হচ্ছে- (অনুধাবন)
i. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
ii. সুবহান্নাল্লাহিল আযিম
iii. সুবহানা রাব্বিয়াল আযিম
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৭০. জনাব জামাল তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হতে চান। এজন্য তাকে নিয়মিত পড়তে হবে- (প্রয়োগ)
i. সুবহানা রাব্বিয়াল আযিম
ii. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
iii. সুবহানাল্লাহিল আযিম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭১ ও ৪৭২ নং প্রশ্নের উত্তর দাও :
“বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সঙ্গে থাকবেন।”
৪৭১. উক্ত হাদিসটি কোন গ্রন্থের? (প্রয়োগ)
[ক] বায়হাকি
✅ ইবনে মাজাহ
[গ] বুখারি
[ঘ] বুখারি ও মুসিলম
৪৭২. হাদিসটি পাঠ করে যা শেখা যায়- (উচ্চতর দক্ষতা)
i. ব্যবসা-বাণিজ্য হালাল পেশা
ii. ব্যবসায়ে সততা ও বিশ্বস্ততা একটি মানবীয় মহৎ গুণ
iii. সকল ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সঙ্গী হবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | পাঠ-২২ থেকে ২৪ : শরিয়তের তৃতীয় উৎস : আল-ইজমা, চতুর্থ উৎস : আল-কিয়াস এবং আহকাম সংক্রান্ত পরিভাষা 📚 বোর্ড বই, পৃষ্ঠা ৭৫
✍️ ইজমা শরিয়তের- তৃতীয় উৎস।
✍️ ইজমা অর্থ- একমত হওয়া।
✍️ যারা ইজমা করেন তারা- মুজতাহিদ।
✍️ শরিয়তের চতুর্থ উৎস- কিয়াস।
✍️ কিয়াস শব্দের অর্থ- পরিমাপ করা।
✍️ শরিয়তের সর্বনিম্নস্তর- কিয়াস।
✍️ আহকাম অর্থ- বিধানাবলি।
✍️ সালাতে সূরা ফাতিহা পাঠ করা- ওয়াজিব।
✍️ হারাম বলা হয়- নিষিদ্ধ কাজকে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৭৩. ‘ইজমা’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] প্রশংসা করা
[খ] পাঠ করা
✅ একমত হওয়া
[ঘ] অনুমান করা
৪৭৪. একই যুগের মুসলিম উম্মাহর পুণ্যবান মুজতাহিদগণের শরিয়তের কোনো বিষয়ে ঐকমত্য পোষণ করাকে কী বলা হয়? (অনুধাবন)
[ক] দলিল
[খ] ফিকহ
[গ] কিয়াস
✅ ইজমা
৪৭৫. জনাব হাকিম কুরআন ও হাদিস ছাড়া অন্য কোনো কিছুকে শরিয়তের দলিল হিসেবে মানেন না। তাঁর এরূপ মনোভাব মূলত কোনটি অস্বীকারের শামিল? (প্রয়োগ)
[ক] ফিকহ ও উসুল
[খ] বালাগাত ও মানতিক
✅ ইজমা ও কিয়াস
[ঘ] হালাল ও হারাম
৪৭৬. আল্লাহ তায়ালা উম্মতে মুহাম্মদিকে মধ্যপন্থি জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন কেন? (অনুধাবন)
[ক] আল্লাহ তায়ালার ইবাদতের জন্য
✅ মানবজাতির সাক্ষ্যদানের জন্য
[গ] মানুষকে শিক্ষা দেওয়ার জন্য
[ঘ] মানুষকে মর্যাদা দানের জন্য
৪৭৭. ‘মুসলমানগণ যা ভালো বলে মনে করে তা আল্লাহ তায়ালার নিকটও ভালো’- এটি কার বাণী? (জ্ঞান)
[ক] হযরত আবু বকর (রা)
✅ হযরত মুহাম্মদ (স)
[গ] হযরত উমর (রা)
[ঘ] হযরত উসমান (রা)
৪৭৮. শরিয়তের চতুর্থ উৎস কোনটি? (জ্ঞান)
[ক] ইজমা
✅ কিয়াস
[গ] আল-কুরআন
[ঘ] সুন্নাহ
৪৭৯. ‘কিয়াস’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] ইঙ্গিত করা
[খ] প্রমাণ করা
[গ] ঐক্যবদ্ধ হওয়া
✅ অনুমান করা
৪৮০. ইজমার পরে কীসের স্থান? (জ্ঞান)
✅ কিয়াস
[খ] আল-কুরআন
[গ] আকিদা
[ঘ] সুন্নাহ
৪৮১. “হে জ্ঞানীগণ তোমরা উপদেশ গ্রহণ কর।” উক্ত আয়াতটি শরিয়তের কোন উৎসের প্রতি নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] কুরআন
[খ] সুন্নাহ
[গ] ইজমা
✅ কিয়াস
৪৮২. হযরত মুআয ইবনে জাবাল (রা) কোথাকার বিচারক ছিলেন? (জ্ঞান)
[ক] মক্কা
[খ] মদিনা
[গ] সিরিয়া
✅ ইয়েমেন
৪৮৩. কিয়াসের নীতিমালা কয়টি? (অনুধাবন)
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ
৪৮৪. ফরজ অর্থ কী? (জ্ঞান)
[ক] গুরুত্বপূর্ণ
[খ] প্রয়োজনীয়
✅ অবশ্য পালনীয়
[ঘ] অকাট্য
৪৮৫. ফরজ কয় প্রকার? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৪৮৬. ওয়াজিব অর্থ কী? (জ্ঞান)
[ক] জরুরি
[খ] প্রয়োজনীয়
[গ] বিধান
✅ অপরিহার্য
৪৮৭. সিজদাহ সাহু দিতে হয় কেন? (অনুধাবন)
[ক] নামাযে ফরজ কাজ বাদ পড়ার কারণে
✅ নামাযে ওয়াজিব কাজ বাদ পড়ার কারণে
[গ] নামাযে সুন্নাত কাজ বাদ পড়ার কারণে
[ঘ] নামাযে মুস্তাহাব কাজ বাদ পড়ার কারণে
৪৮৮. সুন্নত অর্থ কী? (জ্ঞান)
✅ পন্থা
[খ] বিষয়
[গ] নির্দেশ
[ঘ] অনুমোদন
৪৮৯. যায়িদাহ অর্থ কী? (জ্ঞান)
[ক] প্রয়োজনীয়
[খ] অর্জিত
✅ অতিরিক্ত
[ঘ] সামান্য
৪৯০. মুস্তাহাব শব্দের অর্থ কী? (জ্ঞান)
✅ পছন্দনীয়
[খ] অতিরিক্ত
[গ] সামান্য
[ঘ] ঘৃণিত
৪৯১. শরিয়তের কোন আহকাম পালন না করলে গুনাহ হয় না? (অনুধাবন)
✅ মুবাহ
[খ] সুন্নত
[গ] ওয়াজিব
[ঘ] ফরজ
৪৯২. হালাল অর্থ কী? (জ্ঞান)
✅ বৈধ
[খ] সত্য
[গ] উপাদেয়
[ঘ] পরিচিত
৪৯৩. হারাম অর্থ কী? (জ্ঞান)
[ক] সিদ্ধ
[খ] অনুমোদিত
[গ] পবিত্র
✅ নিষিদ্ধ
৪৯৪. আকিল মনে করে, মৃত মাছ খাওয়া হারাম। তার এ মনোভাব দ্বারা কী প্রকাশ পায়? (প্রয়োগ)
✅ ইসলামি জ্ঞানে স্বল্পতা
[খ] ইসলামি জ্ঞানের পূর্ণতা
[গ] খামখেয়ালীপনা
[ঘ] কুরআন ও হাদিস সম্পর্কে ধারণা
৪৯৫. সুন্নত কত প্রকার? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৪৯৬. আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে-এটি শরিয়তের কোন উৎসের দলিল? (উচ্চতর দক্ষতা)
[ক] কুরআন
[খ] হাদিস
✅ ইজমা
[ঘ] কিয়াস
৪৯৭. ‘মুজতাহিদ’ অর্থ কী? (জ্ঞান)
✅ গবেষক
[খ] গবেষণা
[গ] অভিজ্ঞ
[ঘ] জ্ঞানী
৪৯৮. “তাহলে আমি আমার বিবেক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করব।”-উক্তিটি কার? (প্রয়োগ)
[ক] মহানবি (স)-এর
[খ] হযরত উমর (রা)-এর
[গ] হযরত আবু বকর (রা)-এর
✅ হযরত মুয়ায ইবন জাবাল (রা)-এর
৪৯৯. “আল্লাহ আমার উম্মতকে নিশ্চয়ই গোমরাহির উপর একত্রিত করবেন না।” হাদিসটি শরিয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করছে? (উচ্চতর দক্ষতা)
[ক] কুরআন
[খ] হাদিস
✅ ইজমা
[ঘ] কিয়াস
৫০০. কোনটি খাওয়া হারাম? (জ্ঞান)
[ক] মৃত মাছ
✅ মৃত জীবজন্তু
[গ] শাকসবজি
[ঘ] তরকারি
৫০১. ‘তোমরা পৃথিবীর হালাল ও পবিত্রবস্তু আহার কর’- উক্তিটি কোন সূরার অংশ? (প্রয়োগ)
✅ সূরা আল-বাকারা
[খ] সূরা আন-নিসা
[গ] সূরা আল-ইমরান ঘসূরা আল-মায়িদা
৫০২. হালাল খাদ্য অন্তরে কী সৃষ্টি করে? (জ্ঞান)
[ক] আল্লাহর ভয়
[খ] আসক্তি
[গ] আল্লাহর প্রতি বিশ্বাস
✅ নূর
৫০৩. আহকামে শরিয়তের দৃষ্টিতে আযান দেয়া কী? (জ্ঞান)
[ক] ওয়াজিব
✅ সুন্নতে মুয়াক্কাদাহ
[গ] সুন্নতে যায়িদাহ
[ঘ] মুস্তাহাব
৫০৪. অপবিত্র কাপড় পরিহিত অবস্থায় সালাত আদায়- (অনুধাবন)
[ক] মাকরূহ
[খ] মুবাহ
[গ] মুস্তাহাব
✅ হারাম
৫০৫. হালাল খাদ্য গ্রহণ করলে কীসে অধিকতর মনোযোগ আসে? (প্রয়োগ)
✅ ইবাদতে
[খ] ধ্যানে
[গ] ঘুমে
[ঘ] পড়াশোনায়
৫০৬. ‘যে শরীর হারামের মাধ্যমে গঠিত, তা জাহান্নামের ইন্ধন হবে।’ বাণীটি কার? (প্রয়োগ)
[ক] আল্লাহর
✅ মহানবি (স)-এর
[গ] সাহাবিদের
[ঘ] হযরত জিবরাইল (আ)-এর
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫০৭. ইজমা শরিয়তের- (অনুধাবন)
i. অকাট্য দলিল
ii. দ্বিতীয় উৎস
iii. তৃতীয় উৎস
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও iii
৫০৮. শরিয়তের আহকামের মধ্যে উলেখযোগ্য হলো- (অনুধাবন)
i. ফরজ
ii. ওয়াজিব
iii. সুন্নত
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii
৫০৯. আশকাফ সাহেব একজন খাঁটি মুমিন। সর্বদা হালাল খাদ্য খান এবং হালালভাবে রোজগার করেন। এর ফলে তিনি হবেন- (উচ্চতর দক্ষতা)
i. সর্বোচ্চ কল্যাণপ্রাপ্ত
ii. ইবাদতের প্রতি উৎসাহী
iii. অধিক ইবাদতকারী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫১০. সাত্তার সর্বাবস্থায় আল্লাহর নির্দেশ পালনে ব্রতী হয়ে হারাম বর্জন করেন এবং হালাল খাদ্য খান। এর ফলে তার- (উচ্চতর দক্ষতা)
i. দেহ ও মস্তিষ্ক সুস্থ থাকবে
ii. অন্তরে নূর ও আলো সৃষ্টি হবে
iii. সৎগুণের অধিকারী হয়ে উঠবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫১১. রিয়াদ সর্বদা মদ, গাঁজা, হেরোইন ইত্যাদি সেবনে মত্ত থাকে। বিভিন্নভাবে বুঝিয়েও তাকে সঠিক পথে আনা যায় না। এসব সেবন তার- (উচ্চতর দক্ষতা)
i. মস্তিষ্কের বিকৃতি ঘটাবে
ii. প্রাণনাশক রোগের সৃষ্টি করবে
iii. চরম অর্থের অপচয় ঘটাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫১২. হালাল বস্তুর উপকারিতা হলো- (অনুধাবন)
i. অন্তরে নূর সৃষ্টি করা
ii. অন্যায় অসৎ চরিত্রের প্রতি মূলবোধ জন্মায়
iii. মানুষের মধ্যে সৎ গুণাবলি বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫১৩. আল্লাহ হারাম বর্জন করে হালাল বস্তু গ্রহণের নির্দেশ দিয়েছেন। কারণ হালাল বস্তু- (অনুধাবন)
i. দেহ ও মস্তিষ্ক সুস্থ রাখে
ii. সততা ও ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে
iii. অন্তরে নুর ও আলো সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫১৪. মানুষের জন্য হারাম বস্তু, কথা ও কাজের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কারণ এতে- (অনুধাবন)
i. মস্তিষ্কের বিকৃতি ঘটে
ii. মানবিক মূল্যবোধ নষ্ট হয়
iii. সামাজিক বৈষম্য দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫১৫. “অতএব হে জ্ঞানীগণ তোমরা উপদেশ গ্রহণ কর”- এ আয়াতটিতে উপদেশ গ্রহণ কর বলে ইঙ্গিত করা হয়েছে- (প্রয়োগ)
i. কুরআনের ব্যাখ্যার প্রতি
ii. নিজ বিচারবুদ্ধির প্রয়োগের প্রতি
iii. কিয়াস করার প্রতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৫১৬. সুদ, ঘুষ, জুয়া, লটারি ইত্যাদির কুফল হচ্ছে এতে- (অনুধাবন)
i. সৎ গুণাবলি নষ্ট হয়ে যায়
ii. মানুষ দেউলিয়া হয়ে যায়
iii. আত্মাহত্যা করতে বাধ্য হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫১৭. সবুজ ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুয়াক্কাদাহ পালনের পরও আরো কিছু অতিরিক্ত সালাত আদায় করে। তার এরূপ সালাত হচ্ছে- (প্রয়োগ)
i. মুস্তাহাব
ii. নফল
iii. মানদুব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫১৮. ইরাম পার্বত্য এলাকায় চাকরি করে। সে উপজাতীয়দের সাথে মিশে সাপ-বিচ্ছু ইত্যাদি খায়। এটি তার জন্য হারাম। কারণ এগুলো- (প্রয়োগ)
i. বিষাক্ত
ii. ক্ষতিকর
iii. অপচয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫১৯. সুন্নতে যায়িদাহ হচ্ছে এমন বিধান যা মহানবি (স)- (অনুধাবন)
i. সর্বদা পালন করতেন
ii. মাঝে মাঝে করতেন
iii. করতে উৎসাহ দিতেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫২০ ও ৫২১ নং প্রশ্নের উত্তর দাও :
রিনা কুরআন ও হাদিস ছাড়া অন্য কিছুকেই শরিয়তের দলিল হিসেবে মানে না। ইজমা ও কিয়াসকে অস্বীকার করার কারণে সমাজের অনেকেই তার সমালোচনা করে থাকে।
৫২০. রিনার এরূপ মনোভাবে কার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? (প্রয়োগ)
✅ কাফিরের
[খ] মুশরিকের
[গ] মুনাফিকের
[ঘ] ফাসিকের
৫২১. রিনা সম্মুখীন হয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. চরম পাপের
ii. চরম অবহেলার
iii. চরম বোকামির
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও iii
অধ্যায়ের পাঠ সমন্বিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫২২. জনাব শামীম পার্থিব জীবনের লাঞ্ছনা ও গঞ্জনা এবং কিয়ামতের কঠিন শাস্তি থেকে নিজেকে বাঁচাতে চান। এজন্য তাকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে- (প্রয়োগ)
i. আল্লাহর কিতাবের
ii. ইসলামি শরিয়তের
iii. ইজমা ও কিয়াসের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫২৩. আল-কুরআন আরবি ভাষায় নাজিল করা হয়। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. আখিরাতের ভাষা আরবি বলে
ii. নবিজির ভাষা আরবি বলে
iii. আরবের লোকদের সুবিধার্থে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫২৪. নিয়াজ এমন কিছু সূরা অধ্যয়ন করছে যেগুলোর শব্দমালা অত্যন্ত শক্তিশালী, ভাবগম্ভীর এবং অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী। এর ফলে সে জানতে পারবে- (উচ্চতর দক্ষতা)
i. কাফিরদের শোচনীয় পরিণতি
ii. মুশরিকদের নিষ্ঠুরতার কাহিনী
iii. বিভিন্ন কুপ্রথা ও কুআচরণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫২৫. জনাব আবির পবিত্র কুরআন অধ্যয়ন করে জ্ঞান-বিজ্ঞানের অধিকারী হতে চান। এজন্য তাকে প্রথমে শিখতে হবে- (প্রয়োগ)
i. আরবি ভাষা
ii. কুরআনের ভাষা
iii. নবিদের ভাষা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫২৬. শাহজাহান একজন পণ্ডিত ব্যক্তি। তিনি নিয়মিত কুরআন অধ্যয়ন করেন। এর ফলে তিনি জানতে পারবেন- (উচ্চতর দক্ষতা)
i. শরিয়তের অকাট্য ও প্রামাণ্য দলিল সম্পর্কে
ii. হাদিসের সঠিক দিক-নির্দেশনা সম্পর্কে
iii. শরিয়তের সর্বপ্রধান ও প্রথম উৎস সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫২৭. আল-কুরআনের শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্য ও মাহাত্ম্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. এটি শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবনবিধান
ii. এটি সর্ববৃহৎ আসমানি কিতাব
iii. এটি সর্বশেষ আসমানি কিতাব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫২৮. কাফির-মুনাফিকরা মূলত- (অনুধাবন)
i. বিচার দিবসের অস্বীকারকারী
ii. আখিরাতে বিশ্বাস পোষণকারী
iii. তাওহিদ, রিসালাতে অস্বীকারকারী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫২৯. ইবরাহিম কুরআনে বর্ণিত বিষয়গুলোর ব্যাখ্যা জানতে চায়। এজন্য তাকে দ্বারস্থ হতে হবে- (প্রয়োগ)
i. হাদিসের
ii. কুরআনের
iii. সুন্নাহর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৩০. মামুন কুরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে। এর ফলে সে- (উচ্চতর দক্ষতা)
i. পথভ্রষ্ট হবে না
ii. বিভ্রান্ত হয়ে পড়বে
iii. সত্য পথে পরিচালিত হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৩১. রাতুল কুরআন অধ্যয়ন করে যাকাত আদায়ের নির্দেশ পেল। কিন্তু কী পরিমাণ সম্পদের কী পরিমাণ যাকাত দিতে হবে এবং কীভাবে, কাকে দিতে হবে এর কোনো বর্ণনা সে কুরআনে পেল না। এজন্য রাতুলকে জানতে হবে- (প্রয়োগ)
i. হাদিস
ii. সুন্নাহ
iii. কিয়াস
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৩২. ইফাদ সাহেব রাসুল (স)-এর হাদিসের দুটি বাক্যের যিকির করেন। একটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয়টি হচ্ছে সুবহানাল্লাহিল আযিম। বাক্য দুটো তাকে- (উচ্চতর দক্ষতা)
i. সম্পদের অধিকারী করবে
ii. আল্লাহর নিকট প্রিয় করবে
iii. পাল্লার ওজন ভারী করতে সাহায্য করবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৩৩. কিয়াস শরিয়তের- (অনুধাবন)
i. যৌক্তিক উৎস
ii. তৃতীয় উৎস
iii. চতুর্থ উৎস
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও iii
৫৩৪. হরিপুর গ্রামের কিছু লোক জুয়া, লটারি ইত্যাদিতে জড়িয়ে পড়েছে। এর ফলে সেই গ্রামে- (উচ্চতর দক্ষতা)
i. সামাজিক বৈষম্য দেখা দেবে
ii. মানবিক মূল্যবোধ নষ্ট হবে
iii. অনেকে আত্মহত্যার পথ বেছে নেবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫৩৫. জনাব মাজেদ সুন্নতে মুয়াক্কাদাহ পালনের পাশাপাশি অনেক অতিরিক্ত সুন্নতও আদায় করে থাকেন। এর ফলে তিনি অর্জন করেবন- (প্রয়োগ)
i. অনেক সুনাম
ii. অনেক সওয়াব
iii. প্রচুর নেক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৩৬ ও ৫৩৭ নং প্রশ্নের উত্তর দাও :
ইমাম সাহেব মুসল্লিদের বললেন, পবিত্র কুরআনে প্রথমে যেরূপ বিন্যাস ছিল হযরত আবু বকর (রা) এবং হযরত উসমান (রা)-এর সংকলনের সময়ও সেরূপ বিন্যাস ছিল। এতে কোনো পরিবর্তন হয়নি।
৫৩৬. ইমাম সাহেব ‘প্রথমে’ বলতে ইঙ্গিত করেছেন- (প্রয়োগ)
[ক] হেরা গুহার প্রতি
[খ] বাইতুল ইযযাহর প্রতি
✅ লাওহে মাহফুজের প্রতি
[ঘ] কাবা গৃহের প্রতি
৫৩৭. এর ফলে মুসল্লিরা যে বিষয়টি অবগত হলো-এর বর্তমান বিন্যাস- (উচ্চতর দক্ষতা)
i. লাওহে মাহফুজের ন্যায়
ii. জিবরাইল (আ)-এর বিন্যাসের ন্যায়
iii. সাহাবিগণের বিন্যাসের ন্যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৩৮ ও ৫৩৯ নং প্রশ্নের উত্তর দাও :
সোনাপুর গ্রামের হাফিজ সাহেব একজন সমাজসেবক। তিনি তার ছোট ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদ দখল করে, তার ছেলেমেয়েদেরকে বাড়ি থেকে বের করে দেন।
৫৩৮. হাফিজ সাহেবের আচরণের মাধ্যমে অধিকার লঙ্ঘিত হয়েছে কাদের? (প্রয়োগ)
[ক] অসহায়দের
[খ] বঞ্চিতদের
✅ ইয়াতিমদের
[ঘ] প্রতিবেশীদের
৫৩৯. হাফিজ সাহেবের কাজটি- (উচ্চতর দক্ষতা)
✅ কুরআনের পরিপন্থী
[খ] হাদিসের পরিপন্থী
[গ] কিয়াসের
[ঘ] ইজমার পরিপন্থী
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪০ ও ৫৪১ নং প্রশ্নের উত্তর দাও :
“রাসুল (স) তোমাদেরকে যা দেন তা গ্রহণ কর আর যা নিষেধ করেন তা বর্জন কর।”
৫৪০. এই আয়াতটি কোন সূরা থেকে নেয়া হয়েছে? (প্রয়োগ)
[ক] সূরা তা-হা
[খ] সূরা আন্-নাস
[গ] সূরা আল-ইমরান
✅ সূরা আল-হাশর
৫৪১. এ আয়াতে ইঙ্গিত করা হয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. হাদিস গ্রহণযোগ্য নয়
ii. হাদিস ইসলামি শরিয়তের উৎস
iii. হাসিদ কুরআনের ব্যাখ্যা
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪২ ও ৫৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
হরিদাস সাবিনা নামে এক মুসলিম মেয়েকে বিয়ে করতে চায়। সাবিনা হরিদাসের ইসলাম ধর্ম গ্রহণের শর্তে বিয়েতে সম্মত হয়। হরিদাস শর্ত পূরণ করে সাবিনাকে বিয়ে করে। স্থানীয় মসজিদের ইমাম সাহেব তাদের উদ্দেশ্যে নিম্নোক্ত হাদিস পাঠ করে শুনান- “নিশ্চয় সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল।”
৫৪২. হাদিসটি কোন গ্রন্থ থেকে সংকলিত? (প্রয়োগ)
[ক] আবু দাউদ
[খ] তিরমিযি
✅ বুখারি
[ঘ] মুসলিম
৫৪৩. ইসলামি শরিয়তে তাদের বিবাহ- (উচ্চতর দক্ষতা)
i. বৈধ
ii. পুনরায় সম্পাদনযোগ্য
iii. শর্ত সাপেক্ষে বৈধ হয়েছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪৪-৫৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
মুহিত একজন ব্যবসায়ী। তিনি ওজনে কম দেন না এবং মালে কোনোরূপ ভেজাল মিশান না।
৫৪৪. মুহিতের আচরণে প্রতিফলিত- (প্রয়োগ)
i. ব্যবসায়ের মূল উদ্দেশ্য
ii. অর্থনৈতিক উন্নতি
iii. জনগণের কল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৪৫. মুহিত তার কাজের মাধ্যমে শরিয়তের কোন উৎসকে গুরুত্ব দিয়েছেন? (প্রয়োগ)
✅ কুরআন ও হাদিস
[খ] কুরআন ও ইজমা
[গ] হাদিস ও কিয়াস
[ঘ] ইজমা ও কিয়াস
৫৪৬. এরূপ কর্মকাণ্ডের ফলে মুহিত পরকালে- (উচ্চতর দক্ষতা)
i. শহিদগণের সঙ্গী হবেন
ii. জান্নাতে প্রবেশ করবেন
iii. সর্বোচ্চ মর্যাদা পাবেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪৭ ও ৫৪৮নং প্রশ্নের উত্তর দাও :
হাফিজ দেখল আল-কুরআনে মদপান হারাম এ কথা রয়েছে কিন্তু হেরোইন হারাম এ কথা কোথাও নেই।
৫৪৭. হেরোইন হারাম কিনা তা জানতে চাইলে হাফিজকে অনুসরণ করতে হবে- (উচ্চতর দক্ষতা)
i. ইজমা
ii. কিয়াস
iii. বিচার বুদ্ধির
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৪৮. এর ফলে হাফিজ উপনীত হবে- (উচ্চতর দক্ষতা)
i. সঠিক সিদ্ধান্তে
ii. সমস্যা সমাধানে
iii. স্বার্থ সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment