SSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায়-০৫

৯ম-১০ম শ্রেণির আইসিটি mcq
এবং এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-০৫

Class 9-10 ict Guide and SSC Exam Preparation
Information and Communication Technology Chapter-05
ICT MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত?
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

২. মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে?
[ক] বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে
[খ] বাজারের হিসাব করতে
[গ] ক্রিকেট খেলার রান হিসাব করতে
✅ অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে

৩. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
[ক] মাইক্রোসফট ওয়ার্ড
✅ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
[গ] মাইক্রোসফট এক্সেল
[ঘ] মাইক্রোসফট অ্যাকসেস

৪. মাল্টিমিডিয়ার প্রয়োগ-
i. বর্ণ বা টেক্সট-এর প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে
ii. মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে
iii. হিসাবের কাজকে সহজ করেছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
রকিব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবে। তিনি তাঁর ল্যাপটপে বসে ঠিক করছেন অতিথিদের তাঁর কোম্পানি সম্পর্কে কী কী দেখাবেন। এ কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন।

৫. বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য রকিব সাহেবের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার সুবিধাজনক?
[ক] মাইক্রোসফট ওয়ার্ড
✅ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
[গ] মাইক্রোসফট এক্সেল
[ঘ] মাইক্রোসফট অ্যাকসেস

৬. রকিব সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে-
i. অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যাবে
ii. শব্দ ও ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে
iii. কোম্পানির আয়-ব্যয়ের হিসাব করা যাবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

মাল্টিমিডিয়ার ধারণা : পৃষ্ঠা : ৬৩
নবম-দশম শ্রেণির আইসিটি mcq | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯. আদিকাল থেকেই মানুষ নিজেকে প্রকাশ করার জন্য কোনটি ব্যবহার করেছে? (জ্ঞান)
[ক] ফেসবুক
[খ] সিডি
✅ মিডিয়া
[ঘ] ছবি

১০. আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখন তাকে কী হিসেবে চিহ্নিত করে থাকি? (জ্ঞান)
✅ মাল্টিমিডিয়া
[খ] ইন্টারনেট মিডিয়া
[গ] প্রিন্টিং মিডিয়া
[ঘ] ইলেকট্রনিক মিডিয়া

১১. মালিটিমিডিয়ার মাধ্যমগুলোর বহুবিধ ব্যবহারের কারণ কী? (অনুধাবন)
[ক] ইন্টারনেট ও এনালগ যুগের আবির্ভাব
[খ] ডিজিটাল যুগের অবসান ও প্রযুক্তির বিকাশ
[গ] সামাজিক নেটওয়ার্ক ও প্রযুক্তির উন্নয়ন
✅ সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির বিকাশ

১২. আমরা এখন কোন যুগে বসবাস করছি? (জ্ঞান)
[ক] কম্পিউটার
[খ] স্মার্টফোন
✅ ডিজিটাল
[ঘ] এনালগ

১৩. কোন যুগে বসবাস করায় আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে? (জ্ঞান)
[ক] আদিম
[খ] আধুনিক
[গ] বর্তমান
✅ ডিজিটাল

১৪. এনালগ যুগের মিডিয়াগুলো সম্পর্কে কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] ডিজিটাল যুগে অপরিবর্তিত রয়েছে
[খ] ডিজিটাল যুগে ব্যবহৃত হচ্ছে না
[গ] ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম
✅ ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম নয়

১৫. এনালগ যুগের পুরনো মিডিয়াগুলো এ যুগে কীভাবে ব্যবহৃত হচ্ছে? (অনুধাবন)
[ক] একই রকমভাবে
[খ] একক মাধ্যম হিসেবে
✅ ব্যবহার মাত্রা বদলিয়ে
[ঘ] ব্যবহার মাত্রা ঠিক রেখে

১৬. এনালগ যন্ত্রের পুরনো মিডিয়ায় কী যুক্ত হয়েছে? (জ্ঞান)
[ক] এনালগ যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা
✅ ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা
[গ] এনালগ যন্ত্রের প্রসেসিং করার ক্ষমতা
[ঘ] এনালগ যন্ত্রের ইন্টারঅ্যাকটিভ ক্ষমতা

১৭. ডিজিটাল যন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
✅ প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে
[খ] বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে
[গ] এনালগ সংকেত ব্যবহার করতে পারে
[ঘ] নিজ কর্মক্ষমতা নিজেই বৃদ্ধি করতে পারে

১৮. আমরা এখন বহু মিডিয়াকে তার বহুমাত্রিক ও প্রোগ্রামিং ক্ষমতার জন্য কী বলছি? (জ্ঞান)
✅ ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া
[খ] ইন্টারকানেক্টেড মাল্টিমিডিয়া
[গ] ইন্টারমিডিয়াম মাল্টিমিডিয়া
[ঘ] ইন্টারনেট মাল্টিমিডিয়া

১৯. এক কথায় মাল্টিমিডিয়া মানে কী? (জ্ঞান)
✅ বহুমাধ্যম
[খ] সংবাদ মাধ্যম
[গ] প্রকাশ মাধ্যম
[ঘ] স্বল্প মাধ্যম

২০. বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে তাকে কী বলে? (অনুধাবন)
[ক] প্রোগ্রামিং মাল্টিমিডিয়া
[খ] ডাইরেক্ট মাল্টিমিডিয়া
[গ] ইনোভেশন মাল্টিমিডিয়া
✅ ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া

২১. মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয় কোনটি? (জ্ঞান)
[ক] কম্পিউটার
[খ] টেলিভিশন
[গ] প্রিন্ট মিডিয়া
✅ মাল্টিমিডিয়া

২২. আমরা অন্তত কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদের মনের ভাব প্রকাশ করি? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

২৩. রিংকু তার ছোট বোন মিতুকে মাল্টিমিডিয়ার একটি উদাহরণ দিতে চায়। এক্ষেত্রে সে কোন মাধ্যমটির নাম উল্লেখ করতে পারে? (প্রয়োগ)
[ক] রেডিও
✅ টেলিভিশন
[গ] প্রকাশনা
[ঘ] দূরবীক্ষণ যন্ত্র

২৪. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি? (জ্ঞান)
[ক] রেডিও
[খ] ভিডিও
[গ] সিনেমা
✅ ভিডিও গেমস

২৫. মাল্টিমিডিয়াকে সচরাচর কিসের সহায়তায় ধারণ বা পরিচালন করা যায়? (জ্ঞান)
✅ ডিজিটাল যন্ত্র
[খ] এনালগ যন্ত্র
[গ] আধুনিক যন্ত্র
[ঘ] ইনোভেটিভ যন্ত্র

২৬. মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার কোনো কোনো ইলেক্ট্রনিক যন্ত্রকে কখনো কখনো কী নামে চিহ্নিত করা হয়ে থাকে? (জ্ঞান)
[ক] প্রিন্ট মিডিয়া
[খ] ইলেক্ট্রনিক মিডিয়া
[গ] পেপার মিডিয়া
✅ মাল্টিমিডিয়া

২৭. মাল্টিমিডিয়ার বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার ইলেকট্রনিক যন্ত্রকে কখনো কখনো কী নামে চিহ্নিত করা হয়ে থাকে? (জ্ঞান)
[ক] ডিজিটাল যন্ত্র
✅ মাল্টিমিডিয়া
[গ] প্রিন্টমিডিয়া
[ঘ] এনালগ বক্স

২৮. কোনো একটি কর্মকাণ্ডে কয়টি মাধ্যমকে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

২৯. সোহানা বারান্দায় বসে মোবাইল ফোনে গেমস খেলছে। তার বিনোদন মাধ্যমটিকে আমরা কী বলতে পারি? (প্রয়োগ)
[ক] অ্যাকটিভ মাল্টিমিডিয়া
[খ] ইউজার মাল্টিমিডিয়া
[গ] ইলেকট্রনিক মাল্টিমিডিয়া
✅ ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া

৩০. সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৮৯০
[খ] ১৮৯২
✅ ১৮৯৫
[ঘ] ১৮৯৭

৩১. কোন শতাব্দীর শেষদিকে মাল্টিমিডিয়ার উদ্ভব ঘটে? (জ্ঞান)
[ক] ষোড়শ
[খ] সপ্তদশ
✅ ঊনবিংশ
[ঘ] বিংশ

৩২. আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে কোনটিকে স্মরণ করতে হবে? (জ্ঞান)
[ক] প্রিন্টার
[খ] নাটক
[গ] রেডিও
✅ সিনেমা

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৩. প্রকাশ মাধ্যম হলো-
i. লেখা
ii. শব্দ
iii. চিত্র

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. মাল্টিমিডিয়া মাধ্যমগুলোর বহুবিধ ব্যবহার হয়ে আসছে-
i. সভ্যতার বিবর্তনের কারণে
ii. প্রযুক্তির উন্নয়নের কারণে
iii. শিক্ষার হার হ্রাসের কারণে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫. এনালগ যুগের মিডিয়াগুলো ডিজিটাল যুগে-
i. প্রধান প্রকাশ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে
ii. বিভিন্ন মাধ্যমের সাথে একত্রে ব্যবহৃত হচ্ছে
iii. ব্যবহারের মাত্রা বদলিয়েছে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬. বহু মিডিয়াকে আমরা ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া বলছি-
i. তার বহুমাত্রিকতার জন্য
ii. তার প্রসেসিং ক্ষমতার জন্য
iii. তার প্রোগ্রামিং ক্ষমতার জন্য

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৭. বর্তমান সময়ে ব্যাপকভাবে প্রচলিত শব্দ হচ্ছে-
i. প্রোগ্রামিং
ii. মাল্টিমিডিয়া
iii. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৮. আমরা নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করি-
i. বর্ণ
ii. চিত্র
iii. শব্দ

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৯. বর্ণ, চিত্র, শব্দ আমাদের সামনে আবির্ভূত হয়-
i. তাদের বিভিন্ন রূপ নিয়ে
ii. কখনো আলাদাভাবে
iii. কখনো একসাথে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪০. মাল্টিমিডিয়ার উদাহরণ হলো-
i. টেলিভিশন
ii. ভিডিও গেমস
iii. কাগজের প্রকাশনা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১. সামিরাকে ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়ার কয়েকটি উদাহরণ দিতে হবে। এক্ষেত্রে সে উল্লেখ করতে পারে-
i. ওয়েব পেজ
ii. ভিডিও গেমস
iii. শিক্ষামূলক সফটওয়্যার

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২. মাল্টিমিডিয়া ডিজিটাল যন্ত্রের সহায়তায়-
i. ধারণ করা যায়
ii. প্রসেসিং করা যায়
iii. পরিচালনা করা যায়

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৩. মাল্টিমিডিয়া সরাসরি-
i. মঞ্চে প্রদর্শিত হতে পারে
ii. অন্যরূপে সম্প্রসারিত হতে পারে
iii. ব্যবহারকারীর সাথে যোগাযোগ করতে পারে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৪. বিভিন্ন মাধ্যমের পরস্পর সংলগ্ন হওয়ার ব্যাপারটি ঘটতে থাকে-
i. চলচ্চিত্রে বর্ণ যুক্ত হওয়ায়
ii. চলচ্চিত্রে শব্দ যুক্ত হওয়ায়
iii. চলচ্চিত্রে চলমানতা যুক্ত হওয়ায়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
রাব্বি ড্রয়িংরুমে বসে টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ তার বাবা পত্রিকা হাতে নিয়ে সেখানে আসে এবং টিভি বন্ধ করে রাব্বিকে পড়তে বসতে বলে।

৪৫. রাব্বির বিনোদন মাধ্যমটিকে কী বলা যায়? (প্রয়োগ)
[ক] প্রিন্ট মিডিয়া
✅ মাল্টিমিডিয়া
[গ] উইজার মিডিয়া
[ঘ] ইন্টারঅ্যাকটিভ মিডিয়া

৪৬. উক্ত মিডিয়াটি গঠিত হয়েছে-
i. বর্ণের সমন্বয়ে
ii. শব্দের সমন্বয়ে
iii. চিত্রের সমন্বয়ে

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
আজ রিয়ানের স্কুল বন্ধ। সে ঘুম থেকে ওঠে নাস্তা খেয়ে হোম ওয়ার্ক করে এখন ভিডিও গেমস খেলছে। খেলায় বিভিন্ন কমান্ড দিতে সে চার বাটনের একটি কীপ্যাড ব্যবহার করছে।

৪৭. রিয়ানের বিনোদন মাধ্যমটি কোন প্রকার মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] ওয়ানসাইডেড
[খ] আউটারঅ্যাকটিভ
[গ] ন্যানোটেকনোলজি
✅ ইন্টারঅ্যাকটিভ

৪৮. উক্ত মাল্টিমিডিয়ার ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. পছন্দমতো ইনপুট দেয়া যায়
ii. আউটপুটে ছবি, শব্দ, ভিডিও যেকোনোটি পাওয়া যায়
iii. আরেকটি উদাহরণ হলো শিক্ষামূলক সফটওয়্যার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ : পৃষ্ঠা : ৬৩-৬৫

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৯. সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি? (জ্ঞান)
✅ কম্পিউটার
[খ] সিডিপ্লেয়ার
[গ] লেজার সেন্সর
[ঘ] থ্রিডিটিভি

৫০. নিচের কোনটি গণনা যন্ত্র বা হিসাবনিকাশ করার যন্ত্র হিসেবেই সমধিক পরিচিত হয়ে আসছে? (জ্ঞান)
[ক] ক্যালকুলেটর
✅ কম্পিউটার
[গ] প্রিন্টার
[ঘ] টাইপরাইটার

৫১. বর্তমানে কোন ক্ষেত্রে কম্পিউটার যন্ত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে? (অনুধাবন)
[ক] হিসাব নিকাশে
[খ] তথ্য পারাপারে
✅ লেখালেখির কাজে
[ঘ] তথ্য সংরক্ষণে

৫২. আরিফাকে প্রতিদিন বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করতে হয়। এক্ষেত্রে তার জন্য কোন যন্ত্রাটি ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক? (প্রয়োগ)
[ক] ফ্যাক্স মেশিন
[খ] টাইপ রাইটার
✅ কম্পিউটার
[ঘ] মোবাইল ফোন

৫৩. বিভিন্ন কাজ করার জন্য শুরুতে কম্পিউটারে কয়টি মিডিয়া ব্যবহার করতে হতো? (জ্ঞান)
✅ এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার

৫৪. শুরুতে বিভিন্ন ধরনের কাজ করার জন্য কম্পিউটারে কোন মাধ্যমটি ব্যবহৃত হতো? (প্রয়োগ)
✅ বর্ণ
[খ] চিত্র
[গ] শব্দ
[ঘ] তথ্য

৫৫. কোনটির প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে? (জ্ঞান)
[ক] লেজার সেন্সর
[খ] ইকুয়ালাইজার
✅ কম্পিউটার
[ঘ] ক্যালকুলেটর

৫৬. কম্পিউটার মাল্টিমিডিয়া দ্বারা যে ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা বোঝায় তার উপাদান কয়টি? (জ্ঞান)
[ক] এক
[খ] দুই
✅ তিন
[ঘ] চার

৫৭. এখনকার মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা কেমন? (অনুধাবন)
[ক] অতীতের চাইতে নিম্নমানের
✅ অতীতের চাইতে অনেক সমৃদ্ধ
[গ] অতীতের চাইতে অনেক ত্রæটিপূর্ণ
[ঘ] অতীতের তুলনায় বৈচিত্র্যহীন

৫৮. সারা পৃথিবীতে এখন প্রচলিত ধারণা ও প্রচলিত যন্ত্রপাতিকে কোনটি দিয়ে স্থলাভিষিক্ত করার প্রবণতা দেখা যাচ্ছে? (জ্ঞান)
[ক] প্রিন্টার
✅ কম্পিউটার
[গ] স্ক্যানার
[ঘ] ইন্টারনেট

৫৯. সারা দুনিয়াতে টেক্সটের যাবতীয় কাজ এখন কোন যন্ত্রে হয়ে থাকে? (জ্ঞান)
✅ কম্পিউটার
[খ] কার্ড রিডার
[গ] টাইপরাইটার
[ঘ] লেজার প্রিন্টার

৬০. অফিস আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সর্বত্রই এখন কী ব্যবহৃত হচ্ছে? (জ্ঞান)
[ক] ফ্যাক্স মেশিন
[খ] টাইপরাইটার
✅ কম্পিউটার
[ঘ] ফটোটাইপসেটার

৬১. মুদ্রণ ও প্রকাশনায় কোনটির ব্যবহার নিরঙ্কুশ? (জ্ঞান)
[ক] টাইপরাইটার
[খ] ফটোটাইপসেটার
✅ কম্পিউটার
[ঘ] ইন্টারনেট

৬২. দুনিয়ার সর্বত্রই গ্রাফিক্স তৈরি, সম্পাদনা ইত্যাদি যাবতীয় কাজ কোন যন্ত্র ব্যবহার করে করা হয়? (জ্ঞান)
[ক] ফটোসেটার
[খ] টাইপরাইটার
[গ] প্রিন্টার
✅ কম্পিউটার

৬৩. মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কোন দশকে? (জ্ঞান)
[ক] ষাট
[খ] সত্তর
[গ] আশি
✅ নব্বই

৬৪. মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কোন সফটওয়্যার দিয়ে? (জ্ঞান)
[ক] ওপেন সোর্সওয়ার্ড
[খ] এমএস এক্সেল
✅ ফটোশপ
[ঘ] এমএস অফিস

৬৫. কোন যন্ত্রটি ক্রমশ ডিজাইন এবং গ্রাফিক্সে জায়গা করে নিচ্ছে? (জ্ঞান)
[ক] লেজার সেন্সর
[খ] টাইপরাইটার
[গ] টেলিপ্রিন্টার
✅ কম্পিউটার

৬৬. কোনটি প্রস্তুত হওয়ায় গ্রাফিক্স তার নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করছে? (জ্ঞান)
[ক] এন্টি গ্রাফিক্স সফটওয়্যার
[খ] ইন্টারগ্রাফিক্স সফটওয়্যার
[গ] ইন্টারকানেক্টেড মাল্টিমিডিয়া
✅ ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া সফটওয়্যার

৬৭. কিসের ব্যবহার আমাদের দেশে বিস্তৃত হচ্ছে? (প্রয়োগ)
[ক] টাইপরাইটার
[খ] ফ্যাক্স মেশিন
✅ ইন্টারনেট
[ঘ] টেলিফোন

৬৮. কোনটি ক্রমশ শহুরে বিলাসিতা থেকে গ্রামের মানুষেরও প্রয়োজন হয়ে উঠছে? (জ্ঞান)
✅ ইন্টারনেট
[খ] কম্পিউটার
[গ] মোবাইল ফোন
[ঘ] ফ্যাক্স মেশিন

৬৯. ভিডিও কার্যত কী? (জ্ঞান)
[ক] টেক্সট
✅ গ্রাফিক্স
[গ] অ্যানিমেশন
[ঘ] বর্ণ

৭০. কোনটি চলমান গ্রাফিক্স? (জ্ঞান)
✅ ভিডিও
[খ] অডিও
[গ] টেক্সট
[ঘ] লেজার

৭১. বিশ্বজুড়ে কোনটি একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া? (জ্ঞান)
✅ অডিও
[খ] ভিডিও
[গ] টেপ
[ঘ] টেক্সট

৭২. বিশ্বজুড়ে ভিডিও এনালগ থেকে কিসে রূপান্তরিত হচ্ছে? (জ্ঞান)
[ক] অডিওতে
[খ] লেজার রশ্মিতে
✅ ডিজিটালে
[ঘ] অ্যানিমেশনে

৭৩. কোনটি এনালগ থেকে ডিজিটাল হয়ে যাচ্ছে? (জ্ঞান)
[ক] ভিডিও ধারণ
[খ] ভিডিও সম্পাদনা
[গ] ভিডিও সংরক্ষণ
✅ ভিডিও প্রচার

৭৪. অ্যানিমেশন এক ধরনের কী? (জ্ঞান)
✅ গ্রাফিক্স
[খ] টেক্সট
[গ] লেজার
[ঘ] অডিও

৭৫. কোনটি চলমান বা স্থির হতে পারে? (জ্ঞান)
[ক] টেক্সট
[খ] অডিও
[গ] ভিডিও
✅ অ্যানিমেশন

৭৬. আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার সম্পর্কে কোন তথ্যটি সঠিক? (অনুধাবন)
✅ ক্রমশ ব্যাপক হচ্ছে
[খ] ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে
[গ] জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে
[ঘ] প্রকাশনা জগতে সীমাবদ্ধ

৭৭. কোথায় অ্যানিমেশন একটি প্রিয় বিষয়? (প্রয়োগ)
[ক] সংবাদপত্রে
[খ] প্রিন্ট মিডিয়ায়
✅ বিজ্ঞাপনে
[ঘ] মুদ্রণ ও প্রকাশনায়

৭৮. আমাদের দেশে কোন বিষয়ে কাজ করার লোকের অভাব রয়েছে? (প্রয়োগ)
[ক] বিজ্ঞাপনে
[খ] প্রকাশনায়
[গ] সিনেমায়
✅ অ্যানিমেশনে

৭৯. কোনটি কখনই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না? (জ্ঞান)
[ক] ভিডিও
[খ] অডিও
✅ অ্যানিমেশন
[ঘ] সিগন্যাল

৮০. নিচের কোনটি গ্রাফিক্সের একটি রূপ? (জ্ঞান)
[ক] টেক্সট
✅ সিনেমা
[গ] ইন্টারনেট
[ঘ] সিগন্যাল

৮১. কোন দুইটির মধ্যকার প্রযুক্তিগত পার্থক্য এখন কমে আসছে? (প্রয়োগ)
✅ ভিডিও ও সিনেমা
[খ] শব্দ ও সিনেমা
[গ] অডিও ও ভিডিও
[ঘ] সিনেমা ও অডিও

৮২. শব্দ রেকর্ড, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
[ক] মোবাইল ফোন
[খ] টেলিভিশন
[গ] রাডার
✅ কম্পিউটার

৮৩. সাউন্ড ইঞ্জিনিয়ারিং-এ কোন পদ্ধতি এখন কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে? (জ্ঞান)
[ক] ডিজিটাল
✅ এনালগ
[গ] ডিসক্রিট
[ঘ] সিস্টেমেটিক

৮৪. ইমরান শেখ একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। তিনি ইচ্ছে করলে কোন যন্ত্রটি ব্যবহার করে উন্নতমানের সাউন্ড রেকর্ডিং করতে পারবেন? (প্রয়োগ)
✅ কম্পিউটার
[খ] মোবাইল ফোন
[গ] টেলিপ্রিন্টার
[ঘ] ইলেকট্রিক গিটার

৮৫. বাংলাদেশে কোন সফটওয়্যার প্রস্তুত হওয়া কেবল শুরু হয়েছে? (জ্ঞান)
✅ মাল্টিমিডিয়া
[খ] এন্টিভাইরাস
[গ] মাল্টিডায়মেনশন
[ঘ] প্যাকেজ

৮৬. কোন শতকে বাংলাদেশে মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যাপকভাবে তৈরি হবে বলে আশা করা হচ্ছে? (জ্ঞান)
✅ একুশ
[খ] বাইশ
[গ] তেইশ
[ঘ] পঁচিশ

৮৭. আমাদের প্রকাশনা কী নির্ভর? (জ্ঞান)
[ক] প্রযুক্তি
✅ কাগজ
[গ] কম্পিউটার
[ঘ] ইন্টারনেট

৮৮. কোনটি বাংলাদেশে ডিজিটাল প্রকাশনার শতক হবে? (জ্ঞান)
✅ একুশ শতক
[খ] বাইশ শতক
[গ] তেইশ শতক
[ঘ] চব্বিশ শতক

৮৯. যিনি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করেন তাকে কী বলে? (জ্ঞান)
[ক] মাল্টিমিডিয়া কনটেনডার
[খ] থ্রিডি মডেলিং ডেভেলপিং
[গ] মাল্টিমিডিয়া ডেভেলপিং কনটেনডার
✅ মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভেলপার

৯০. মাল্টিমিডিয়া প্রোগ্রামার বা অথর বলব কাদের? (জ্ঞান)
✅ যারা ইন্টারঅ্যাকটিভ অ্যাপ্লিকেশন তৈরি করেন
[খ] যারা কনটেন্টস ডেভেলপ করেন
[গ] যারা প্রোগ্রামিং করেন
[ঘ] যারা অথর করেন

৯১. কনটেন্টস ডেভেলপ করা এবং ইন্টারঅ্যাকটিভিটি যোগ করার মধ্যে কী রয়েছে? (জ্ঞান)
ক মিল
✅ পার্থক্য
[গ] নির্ভরশীলতা
[ঘ] পরিপূরক সম্পর্ক

৯২. মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি? (জ্ঞান)
✅ ডিরেক্টর
[খ] প্রিমিয়ার
[গ] ফটোশপ
[ঘ] মায়া

৯৩. প্রিমিয়ার ফটোশপে তৈরি করা মিডিয়াগুলোকে মিলিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ অ্যাপ্লিকেশন তৈরি করা যায় নিচের কোনটির সাহায্যে? (প্রয়োগ)
[ক] স্টুডিও ম্যাক্স
[খ] মায়া
✅ ডিরেক্টর
[ঘ] ভিজুয়্যাল বেসিক

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৪. শুরুতে কম্পিউটারের গুরুত্বপূর্ণ কাজ ছিল-
i. তথ্য প্রক্রিয়াকরণ করা
ii. তথ্য পারাপার করা
iii. তথ্য বিশ্লেষণ করা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. বর্তমানে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে-
i. হিসাব নিকাশের ক্ষেত্রে
ii. লেখালেখির কাজে
iii. বিনোদনের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. কালক্রমে কম্পিউটারে সমন্বিত হয়-
i. বর্ণ
ii. চিত্র
iii. শব্দ

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. কম্পিউটারের মাল্টিমিডিয়া বলতে যে মিডিয়াগুলোর সমন্বয়কে বোঝায়-
i. বর্ণ
ii. চিত্র
iii. শব্দ

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৮. মাল্টিমিডিয়া ধারণ ও পরিচালনার জন্য ব্যবহৃত হচ্ছে-
i. কম্পিউটার
ii. স্মার্টফোন
iii. মোবাইল ফোন

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. কম্পিউটার দিয়ে স্থলাভিষিক্ত করা হচ্ছে-
i. প্রচলিত ধারণাকে
ii. প্রচলিত যন্ত্রপাতিকে
iii. প্রচলিত সফটওয়্যারকে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০০. কম্পিউটার স্থান দখল করে নিয়েছে-
i. টাইপরাইটারের
ii. মোবাইল ফোনের
iii. ফটোটাইপসেটারের

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০১. কম্পিউটার ব্যবহৃত হচ্ছে-
i. অফিস আদালতে
ii. পেশাদারি মুদ্রণে
iii. গ্রাফিক্স তৈরিতে

নিচের কোনটি সঠিক? (জ্ঞান)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০২. আমাদের দেশে কম্পিউটারের ব্যবহার অত্যন্ত সীমিত-
i. চারুকলার গ্রাফিক্স ডিজাইনে
ii. চারুকলার পেইন্টিংয়ে
iii. চারুকলার কমার্শিয়াল গ্রাফিক্সে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৩. কম্পিউটার ক্রমশ জায়গা করে নিচ্ছে-
i. ডিজাইনে
ii. গ্রাফিক্সে
iii. পেইন্টিংয়ে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৪. বর্তমানে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে-
i. স্থাপত্যে
ii. বিজ্ঞাপনে
iii. অ্যানিমেশনে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৫. গ্রাফিক্সের ব্যবহার হচ্ছে-
i. সম্প্রচারে
ii. অডিও-ভিডিওতে
iii. রেডিও যোগাযোগে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৬. ভিডিও’র ব্যাপক ব্যবহার রয়েছে-
i. ওয়েবে
ii. টিভি ও হোম ভিডিওতে
iii. মাল্টিমিডিয়া সফটওয়্যারে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৭. এখন এনালগ পর্যায়ে একেবারেই অসম্ভব-
i. ভিডিও ধারণ করা
ii. ভিডিও সম্পাদনা করা
iii. ভিডিও সংরক্ষণ করা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৮. বর্তমান বিশ্বে ভিডিও একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া। এই মিডিয়া সম্প্রসারিত হচ্ছে-
i. এনালগ মাধ্যমে
ii. ডিজিটাল মাধ্যমে
iii. সাউন্ড ওয়েভে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৯. অ্যানিমেশন-
i. এক ধরনের গ্রাফিক্স
ii. চলমান বা স্থির হতে পারে
iii. দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১০. আমাদের দেশে অ্যানিমেশন-
i. একক মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে
ii. বিজ্ঞাপন চিত্রে ব্যবহৃত হচ্ছে
iii. বিশাল কর্মক্ষেত্র সৃষ্টি করেছে

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১১. অ্যানিমেশনের সাথে সম্পর্ক রয়েছে-
i. অডিও ও ভিডিও’র
ii. টেক্সট ও গ্রাফিক্সের
iii. মুদ্রণ ও প্রকাশনা শিল্পের

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১২. বাংলাদেশে প্রস্তুতকৃত মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো-
i. বিশ্বকোষ
ii. ভিজুয়াল বেসিক
iii. বিজয় শিশু শিক্ষা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৩. বাংলাদেশের যে সিডিগুলোতে মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহার করা হয়েছে-
i. বাংলাদেশ ৭১
ii. অবসর
iii. বিশ্বকোষ

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৪. আমাদের প্রকাশনা-
i. এখনও কাগজনির্ভর
ii. একুশ শতকে অবশ্যই ডিজিটাল হবে
iii. ক্রমশ ইন্টারনেট নির্ভর হয়ে পড়ছে

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৫. আজিজুল ইসলাম একজন মাল্টিমিডিয়া কনটেন্টস ডেভেলপার। তিনি যেসব বিষয় নিয়ে কাজ করেন-
i. টেক্সট
ii. অ্যানিমেশন
iii. অডিও ও ভিডিও

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৬. মাল্টিমিডিয়া কনটেন্টস ডেভেলপাররা তাদের কাজের ক্ষেত্রে ফটোশপ ব্যবহার করেন-
i. থ্রিডি স্টুডিও ম্যাক্স
ii. বাংলাদেশ-৭১
iii. মায়া

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৭. ইন্টারঅ্যাকটিভিটিতে ব্যবহৃত হয়-
i. ফ্লাশ সফটওয়্যার
ii. ডিরেক্টর সফটওয়্যার
iii. অথরওয়্যার সফটওয়্যার

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৮ ও ১১৯ নং প্রশ্নের উত্তর দাও :
কম্পিউটার প্রযুক্তির যে অংশটি এখন সর্বাধিক আলোচনার বিষয় তা হলে মাল্টিমিডিয়া। এটি কম্পিউটারের কোনো যন্ত্রাংশ নয়। এটি এক ধরনের ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা, যা একাধিক মিডিয়ার সমন্বয়ে গঠিত।

১১৮. অনুচ্ছেদের আলোচিত বিষয়টি কয়টি মিডিয়ার সমন্বয়ে গঠিত? (প্রয়োগ)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১১৯. উক্ত মিডিয়ার বাহন হচ্ছে-
i. ট্যাবলেট
ii. স্মার্টফোন
iii. মোবাইল ফোন

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২০ ও ১২১ নং প্রশ্নের উত্তর দাও :
আইসিটি ক্লাসে শিক্ষকের বক্তব্য থেকে রাজন বুঝতে পারল, বাংলাদেশে মাল্টিমিডিয়ায় সফটওয়্যার প্রস্তুত হওয়া কেবল মাত্র শুরু হয়েছে। বাংলাদেশ ৭১, অবসর, বিজয় শিশু শিক্ষা- এমন কয়েকটি সিডিতে মাল্টিমিডিয়া প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে।

১২০. অনুচ্ছেদের উল্লিখিত সফটওয়্যারগুলোতে কোন বিষয়টি নেই বললেই চলে? (প্রয়োগ)
[ক] অডিও
[খ] ভিডিও
[গ] অ্যানিমেশন
✅ ইন্টারঅ্যাকটিভিটি

১২১. উক্ত সফটওয়্যারগুলো যথাযথ হবে যদি সেখানে-
i. ব্যবহারকারী তার পছন্দমতো ইনপুট দিতে পারেন
ii. আউটপুট ইনপুটের ধরনের ওপর নির্ভর করে
iii. প্রচুর ভিডিও থাকে

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

প্রেজেন্টেশন সফটওয়্যার : পৃষ্ঠা : ৬৬-৭২

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২২. সভা, সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় ও কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] এক্সেল
[খ] ওয়ার্ড
✅ প্রেজেন্টেশন
[ঘ] ভিজুয়াল বেসিক

১২৩. পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি কোন কোম্পানি তৈরি করেছেন? (জ্ঞান)
[ক] স্যামসাং
[খ] অ্যাপেল
[গ] গুগল
✅ মাইক্রোসফট

১২৪. কোন সফটওয়্যারকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়? (জ্ঞান)
✅ পাওয়ার পয়েন্ট
[খ] মায়া
[গ] মাক্স
[ঘ] ডেটাবেজ

১২৫. কার্যকর ও আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে কোন সফটওয়্যারটির বিকল্প নেই বললেই চলে? (জ্ঞান)
✅ পাওয়ার পয়েন্ট
[খ] ফায়ারফক্স
[গ] এমএস ওয়ার্ড
[ঘ] গুগল ক্রোম

১২৬. সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে তথ্য উপস্থাপনের জন্য সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে কোন সফটওয়্যার? (জ্ঞান)
[ক] এমএস এক্সেল
[খ] এমএস এক্সেস
✅ পাওয়ার পয়েন্ট
[ঘ] এমএস ওয়ার্ড

১২৭. পাওয়ার পয়েন্ট ফাইলকে কী বলা হয়? (জ্ঞান)
✅ প্রেজেন্টেশন
[খ] প্রোগ্রাম
[গ] স্লাইড
[ঘ] লেআউট

১২৮. প্রেজেন্টেশনের এক একটি অংশকে কী বলা হয়? (জ্ঞান)
✅ Slide
[খ] Part
[গ] Information
[ঘ] Layout

১২৯. পাওয়ার পয়েন্টের স্লাইড নিচের কোনটির সমতুল্য? (জ্ঞান)
✅ ওয়ার্ডের পৃষ্ঠা
[খ] এক্সেলের কলাম
[গ] বেসিকের কমান্ড বাটন
[ঘ] এক্সেসের রো

১৩০. একাধিক স্লাইডবিশিষ্ট একটি পৃষ্ঠাকে কী বলা হয়? (অনুধাবন)
[ক] Slide Application
✅ Hand outs
[গ] Slide Layouts
[ঘ] Slide Programs

১৩১. পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য কী করে নিতে হয়? (জ্ঞান)
✅ খসড়া
[খ] পৃষ্ঠা মার্জিন
[গ] স্লাইড
[ঘ] হ্যান্ড আউটস

১৩২. পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য যে খসড়া তৈরি করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] হ্যান্ড আউটস
[খ] প্রেজেন্টেশন লেআউট
[গ] পয়েন্টার আউটস
✅ স্লাইড লেআউট

১৩৩. খালেদ তার কম্পিউটারে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করবে। এজন্য তাকে প্রথমে কোন বোতামে ক্লিক করতে হবে? (প্রয়োগ)
[ক] Menu
✅ Start
[গ] My document
[ঘ] All Programs

১৩৪. Start বোতামের উপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে কী আসবে? (জ্ঞান)
✅ মেনু
[খ] ছবি
[গ] গ্রাফ
[ঘ] অ্যাপলিকেশন

১৩৫. Start মেনুর All Programs কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে যে মেনু পাওয়া যায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] হ্যান্ড আউটস মেনু
[খ] লেআউট মেনু
✅ ফ্লাইআউট মেনু
[ঘ] প্রেজেন্টেশন মেনু

১৩৬. ফ্লাইআউট মেনু তালিকা থেকে কোন মেনুতে ক্লিক করলে মাইক্রোসফট অফিসের প্রোগ্রামগুলো পাওয়া যাবে? (জ্ঞান)
[ক] Microsoft Office Power Point
[খ] All Programs
✅ Microsoft Office
[ঘ] Slide Layouts

১৩৭. টেক্সট বক্সের মধ্যে কী থাকবে? (অনুধাবন)
✅ ইনসার্সন পয়েন্টার
[খ] বর্ডার সাইন
[গ] রিবন ফন্ট
[ঘ] ফন্টের আকার আকৃতি

১৩৮. পাওয়ার পয়েন্ট এর টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করে সিলেক্ট করার পর কোন বোতামে চাপ দিলে লেখাসহ টেক্সট বক্স বাতিল হয়ে যাবে? (জ্ঞান)
[ক] Pd down
[খ] Pd up
✅ delete
[ঘ] Insert

১৩৯. পাওয়ার পয়েন্টে টাইপ করার পর টেক্সট বক্সটি সিলেক্টেড থাকা অবস্থায় মোট কয়টি সিলেকশন পয়েন্ট থাকে? (জ্ঞান)
[ক] ২
[খ] ৪
[গ] ৬
✅ ৮

১৪০. যেসব পয়েন্ট ব্যবহার করে পাওয়ার পয়েন্টে টেক্স বক্সের আকার ছোট-বড় করা যায় তাদেরকে কী বলে? (জ্ঞান)
[ক] ওয়ার্ড পয়েন্ট
[খ] ক্রেডিট পয়েন্ট
✅ সিলেকশন পয়েন্ট
[ঘ] সাইজ পয়েন্ট

১৪১. পাওয়ার পয়েন্টে টেক্সট বক্সের কোথায় ক্লিক করলে বক্সের সিলেকশন চলে যাবে? (জ্ঞান)
[ক] ভেতরে
[খ] ডানে
✅ বাইরে
[ঘ] উপরে

১৪২. এমএস পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরির উইন্ডোর বাম পাশে কী ধরনের ভিউতে স্লাইডের ছোট সংস্করণ দেখা যাবে? (জ্ঞান)
[ক] আইকন
✅ থাম্বনেইল
[গ] টাইলস
[ঘ] ডিটেইলস

১৪৩. কোনটিতে টাইপ করা যায়? (জ্ঞান)
✅ টেক্সট বক্স
[খ] ইমেজ বক্স
[গ] কমান্ড বক্স
[ঘ] টুলটিপ বক্স

১৪৪. পাওয়ার পয়েন্টে অনেকগুলো স্লাইড যুক্ত করে কী তৈরি করা হয়? (জ্ঞান)
[ক] ইনফরমেশন
✅ প্রেজেন্টেশন
[গ] ইলাসট্রেশন
[ঘ] ফরমেশন

১৪৫. প্রাথমিকভাবে প্রেজেন্টেশন তৈরির পর সমগ্র উপস্থাপনকে আকর্ষণীয় করে তুলতে কী আরোপ করা হয়? (জ্ঞান)
[ক] টেক্সট
[খ] ইমেজ
[গ] কমান্ড বাটন
✅ বৈশিষ্ট্য

১৪৬. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে রাইফু একটি প্রেজেন্টেশন তৈরি করল। প্রেজেন্টেশনের প্রথম স্লাইড উপস্থাপনের জন্য তাকে কোন বাটনটি চাপতে হবে? (প্রয়োগ)
[ক] F2
[খ] F3
[গ] F4
✅ F5

১৪৭. প্রেজেন্টেশনের একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য কীবোর্ডের কোন তীর বোতামে চাপ দিতে হবে? (জ্ঞান)
[ক] বামমুখী
✅ ডানমুখী
[গ] ঊর্ধ্বমুখী
[ঘ] নিম্নমুখী

১৪৮. পাওয়ার পয়েন্টে পূর্ববর্তী স্লাইডে ফেরার জন্য কোন তীর বোতামে চাপ দিতে হবে? (জ্ঞান)
✅ বামমুখী
[খ] ডানমুখী
[গ] ঊর্ধ্বমুখী
[ঘ] নিম্নমুখী

১৪৯. প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো অবস্থানে থাকা অবস্থায় ঐ স্লাইড থেকে প্রদর্শন শুরু করার জন্য কোনটি চাপতে হবে? (জ্ঞান)
✅ Shift + F5
[খ] Alt + F5
[গ] CRT + ALT + F5
[ঘ] CRT + F5

১৫০. পাওয়ার পয়েন্টে স্লাইডশো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কোনটি চাপতে হবে? (জ্ঞান)
[ক] F5
✅ ESC
[গ] F7
[ঘ] F8

১৫১. পাওয়ার পয়েন্টে Design মেনুর Background Style ড্রপ ডাউন বারের প্যালেটের যেকোনো রং বা গ্রেডিয়েন্টের mmের উপর মাউস পয়েন্টার স্থাপন করা হলে মূল স্লাইডে কী দেখা যায়? (জ্ঞান)
✅ সেই রং বা গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ড
[খ] একটি সুদৃশ্য ডিজাইন বক্স
[গ] একটি চারকোণা টেক্সট বক্স
[ঘ] একটি ইমেজ বক্স

১৫২. স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সময় মোহনের গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের প্যালেটের একটি রং পছন্দ হলো। এখন তাকে কোনটি ক্লিক করতে হবে? (প্রয়োগ)
[ক] watch
✅ swatch
[গ] wizard
[ঘ] switch

১৫৩. ব্যাকগ্রাউন্ড হিসেবে আরও রং, টেক্সার এবং ছবি ব্যবহার করার জন্য প্যালেটের নিচের দিকে কোনটি সিলেক্ট করতে হবে? (জ্ঞান)
✅ Format Background
[খ] From Background
[গ] Style Background
[ঘ] Design Background

১৫৪. Format Background ডায়ালগ বক্সের উপরে বামপার্শ্বের কোন রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করা যায়? (জ্ঞান)
[ক] Gground Fill
✅ Solid Fill
[গ] Radio Fill
[ঘ] Upper Fill

১৫৫. পাওয়ার পয়েন্টে Picture Texture Fill রেডিও বোতামে সিলেক্টেড থাকা অবস্থায় Insert From এর নিচে File বোতামে ক্লিক করলে কোন ডায়ালগ বক্স আসে? (জ্ঞান)
[ক] Insert Image
[খ] Insert Text
✅ Insert Picture
[ঘ] Insert Command

১৫৬. Insert মেনুর রিবনে কিসের উপর ক্লিক করলে Insert Picture ডায়ালগ বক্স আসবে? (জ্ঞান)
✅ Picture Icon
[খ] Coror Icon
[গ] Enter Icon
[ঘ] Txture Icon

১৫৭. ছবিটির কোন বক্সে ক্লিক ও ড্র্যাগ করে ছবির আকার ছোট বড় করা যাবে? (জ্ঞান)
[ক] সাইড
✅ রিসাইজ
[গ] রিসাইকেল
[ঘ] মাইকেল

১৫৮. মাইক্রোসফট পাওয়া পয়েন্টে একটি স্লাইড থেকে পররবর্তী স্লাইডে যাওয়ার সময় কী ব্যবহার করতে হয়? (জ্ঞান)
ক কমান্ড
[খ] ফোল্ডার
[গ] ইনসার্ট
✅ ইফেক্ট

১৫৯. পাওয়ার পয়েন্টে এক স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য যে ইফেক্ট ব্যবহার করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] ইনসার্ট
✅ ট্রানজিশন
[গ] স্লাইড লেআউট
[ঘ] হ্যান্ড আউটস

১৬০. পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনের ৩নং স্লাইডটি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করল। এতে কোন স্লাইডটিতে ট্রানজিশন কার্যকর হবে? (প্রয়োগ)
[ক] ১নং
[খ] ২নং
✅ ৩নং
[ঘ] ৪নং

১৬১. কোন মেনুর রিবনে এক সারি স্লাইড ট্রানজিশনের নমুনা পাওয়া যায়? (প্রয়োগ)
[ক] File
✅ Animation
[গ] Tools
[ঘ] Insert

১৬২. স্লাইডে ট্রানজিশনের নমুনা বাছাই করার জন্য নমুনাগুলোর ডানদিকে কয়টি তীর রয়েছে? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৬৩. স্লাইড ট্রানজিশনের নমুনা বাছাইয়ের কোন তীরে ক্লিক করলে সবগুলো নমুনা এক সাথে দেখা যাবে? (জ্ঞান)
[ক] মাঝখানের
[খ] উপরের
✅ নিচের
[ঘ] বামের

১৬৪. Animations-এর নিচে Custom Animation নামে একটি কমান্ড যুক্ত হওয়ার পর Custom Animation এর উপর ক্লিক করলে Custom Animation নামে কী আসবে? (জ্ঞান)
[ক] টুলবক্স
[খ] টেক্সট বক্স
[গ] ইমেজ বক্স
✅ প্যালেট

১৬৫. আরোপিত ট্রানজিশন বাদ দেওয়ার জন্য নির্দিষ্ট টেক্সট বক্সটি সিলেক্ট করে কোন বোতামে ক্লিক করতে হবে? (জ্ঞান)
[ক] Add
[খ] Delete
[গ] Adds-on
✅ Remove

১৬৬. স্লাইড ট্রানজিশনের সঙ্গে শব্দ যুক্ত করার জন্য স্লাইডটি খোলা রেখে ড্রপ-ডাউন তালিকা থেকে যেকোনো একটি শব্দের নাম সিলেক্ট করতে হয় তা কী নামে পরিচিত? (জ্ঞান)
[ক] Transition Tool
[খ] Transition Acoustic
✅ Transition Sound
[ঘ] Transition Audio

১৬৭. সবগুলো স্লাইডে একই শব্দ প্রয়োগ করার জন্য কোন বোতামে ক্লিক করতে হবে? (প্রয়োগ)
[ক] Apply
[খ] Apply to specific
[গ] Apply to universal
✅ Apply to All

১৬৮. কোন মেনুর রিবনে movie ড্রপ ডাউনে ক্লিক করলে Movie from file কমান্ড পাওয়া যাবে? (জ্ঞান)
✅ Insert
[খ] Enter
[গ] Slide
[ঘ] Blind

১৬৯. Move from file কমান্ড সিলেক্ট করলে কোন ডায়ালগ বক্স আসবে? (জ্ঞান)
[ক] Insert media
[খ] Insert Video
[গ] Insert Auto
✅ Insert movie

১৭০. পাওয়ার পয়েন্ট স্লাইডে মুভি ফাইলটি সংযোজন করার সময় কোনটি সিলেক্ট করা থাকলে স্লাইড প্রদর্শন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুভিটিও চালু হয়ে যাবে? (জ্ঞান)
✅ Automatically
[খ] When Clicked
[গ] Manually
[ঘ] Initially

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭১. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য আদান-প্রদানের প্রয়োজনীয়তা অত্যধিক গুরুত্ব লাভ করেছে-
i. গবেষকদের মধ্যে
ii. শিক্ষাবিদদের মধ্যে
iii. সমাজকর্মীদের মধ্যে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭২. তথ্যের ভাণ্ডার সবার মধ্যে সহজলভ্য করার উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে-
i. সভা
ii. সেমিনার-সিম্পোজিয়াম
iii. কর্মশালা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৩. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে তথ্য উপস্থাপন করা হয়-
i. সেমিনার-সিম্পোজিয়ামে
ii. কর্মশালায়
iii. মিছিলে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৪. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের সাহায্যে-
i. সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন করা যায়
ii. শিক্ষক ক্লাসে লেকচার উপস্থাপন করতে পারে
iii. ছাত্রছাত্রীরা রিসার্সের বিষয় ক্লাসে উপস্থাপন করতে পারে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৫. পাওয়ার পয়েন্টের সাহায্যে আকর্ষণীয়ভাবে তথ্যাদি উপস্থাপন করার জন্য সমন্বয় করা হয়-
i. লেখা ও ছবির
ii. অডিও ও ভিডিও’র
iii. গ্রাফ ও ছকের

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৬. শাকিল তার কম্পিউটারে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খুলবে। এজন্য তাকে-
i. পর্দার নিচের দিকে বাম কোণে Start বোতাম ব্যবহার করতে হবে
ii. Start বোতামের উপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে মেনু আনতে হবে
iii. ডেস্কটপ পরপর দুইবার ক্লিক করতে হবে

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৭. মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্রথম স্লাইডের পর্দার মূল অংশের বক্সের মধ্যে-
i. Click to add title লেখা থাকে
ii. Click to add subtitle লেখা থাকে
iii. Click to add image লেখা থাকে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৮. পাওয়ার পয়েন্ট-এর প্রথম স্লাইডের পর্দার মূল অংশের বক্সে লেখা দুটিতে ক্লিক করলে-
i. টেক্সট বক্স দৃশ্যমান হবে
ii. টেক্স ইটালিক হয়ে যাবে
iii. টেক্সট বক্সের মধ্যে ইনসার্সন পয়েন্টার থাকবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৯. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টুলবার ও রিবন থেকে-
i. ফন্ট বাছাই করা যায়
ii. ফন্টের রং পরিবর্তন করা যায় না
iii. ফন্টের আকার-আকৃতি পরিবর্তন করা যায়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮০. মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে টাইপ করার পর টেক্সট বক্সটি সিলেক্টেড থাকা অবস্থায়-
i. এই বক্সের চার বাহুতে চারটি সিলেকশন পয়েন্ট থাকে
ii. এই বক্সের মাঝ বরাবর তিনটি সিলেকশন পয়েন্ট থাকে
iii. এই বক্সের চারকোনে চারটি সিলেকশন পয়েন্ট থাকে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮১. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টেক্সট বক্স সরাতে বক্সের যেকোনো বাহুর যেকোনো স্থানে-
i. ক্লিক করতে হবে
ii. ড্র্যাগ করতে হবে
iii. ডাবল-ক্লিক করতে হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮২. সিরাজ পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একটি প্রেজেন্টেশন তৈরি করল। এই প্রেজেন্টেশনের প্রথম স্লাইড উপস্থাপনের জন্য তাকে-
i. F5 কবু চাপতে হবে
ii. View মেনুর রিবন থেকে Slide Show সিলেক্ট করতে হবে
iii. স্ট্যাটাস বার-এ Slide Show আইকন ক্লিক করতে হবে

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৩. কোনো স্লাইড তৈরি করার সময় এবং স্লাইড তৈরির পরেও-
i. ব্যাকগ্রাউন্ডের রং পরির্তন করা যায়
ii. নতুন করে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়
iii. যেকোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যায়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৪. স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য-
i. স্লাইডটি খোলা রাখতে হবে
ii. Background Style ড্রপ-ডাউন বার-এ ক্লিক করতে হবে
iii. Format Background Select করতে হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৫. Background Style ড্রপ-ডাউন বার-এ ক্লিক করলে-
i. গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের একটি প্যালেট আসবে
ii. স্লাইডটির ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন Color যুক্ত করা যাবে
iii. স্লাইড ডিলিট হওয়া যাবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৬. আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলার জন্য-
i. Format Background ডায়ালগ বক্সের Solid ভরষষ রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে
ii. Color ড্রপ-ডাউন তীরে ক্লিক করে রঙের প্যালেট আনতে হবে
iii. প্যালেট থেকে পার্পল রং সিলেক্ট করতে হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৭. নিলয় তার প্রেজেন্টেশনের স্লাইডে কিছু ছবি যুক্ত করবে। এজন্য তাকে-
i. Insert মেনুর রিবন Picture আইকনের উপর Click করতে হবে
ii. Insert Picture ডায়ালগ বক্স ব্যবহার করতে হবে
iii. File মেনুর Picture আইকন ব্যবহার করা যেতে পারে

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৮. পাওয়ার পয়েন্টে কোনো একটি ছবিকে-
i. মনিটর পর্দার সাথে ৪৫ কোণে স্থাপন করা যায়
ii. রিসাইজ বক্সে ক্লিক ও ড্র্যাগ করে ছবির আকারে ছোট-বড় করা যায়
iii. ড্র্যাগ করে যে অবস্থানে প্রয়োজন সরিয়ে স্থাপন করা যায়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৯. পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম স্লাইডে ট্রানজিশন যুক্ত করার জন্য-
i. দ্বিতীয় স্লাইডটি খোলা রাখতে হবে
ii. Animations মেনুতে ক্লিক করে সক্রিয় করতে হবে
iii. Animations মেনুর রিবনে একসারি স্লাইড ট্রানজিশনের নমুনা পাওয়া যাবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯০. প্রেজেন্টেশনের সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে-
i. প্রথম স্লাইড ট্রানজিশন আরোপ করতে হবে
ii. নমুনার সারির বামদিকে Apply to All বোতামে ক্লিক করতে হবে
ররর. নমুনার সারির ডানদিকে Apply to All বোতামে ক্লিক করতে হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯১. টেক্সট বক্সে ট্রানজিশন প্রয়োগের জন্য-
i. দ্বিতীয় স্লাইডটি খোলা রাখতে হবে
ii. প্রথম টেক্সট বক্সটি সিলেক্ট করতে হবে
iii. Animations মেনুতে ক্লিক করে সক্রিয় করতে হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯২. স্লাইডে ভিডি যুক্ত করার ক্ষেত্রে When Clicked বোতামে ক্লিক করলে-
i. বার্তা বক্স চলে যাবে
ii. স্লাইডে ভিডিও ফাইল স্থাপিত হবে
iii. Desktop চলে আসবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৩ ও ১৯৪ নং প্রশ্নের উত্তর দাও :
সামিনা হক একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সহকারী সেলস ম্যানেজার। আজ তাদের একটি মিটিং রয়েছে যেখানে তাকে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে সেলস-এর সর্বশেষ হালচিত্র তুলে ধরতে হবে।

১৯৩. উক্ত কাজের জন্য সামিনা হক কোন সফটওয়্যার ব্যবহার করবে? (প্রয়োগ)
[ক] ওয়ার্ড
[খ] এক্সেল
[গ] এক্সেস
✅ পাওয়ার পয়েন্ট

১৯৪. উক্ত সফটওয়্যারটি কোন কোম্পানি তৈরি করেছে? (উচ্চতর দক্ষতা)
✅ মাইক্রোসফট
[খ] অ্যাপল
[গ] গুগল
[ঘ] অ্যামাজন

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৫ ও ১৯৬ নং প্রশ্নের উত্তর দাও :
সীমা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পাঁচটি স্লাইড তৈরি করল। কাজ শেষে সে দেখে নিতে চাইলো তৈরি স্লাইডগুলো যথাযথ হয়েছে কিনা।

১৯৫. উপরিউক্ত উদ্দেশ্যে সে-
i. কীবোর্ডের F5 বোতাম চাপ দিতে পারে
ii. View মেনুর রিবন থেকে Slide Show সিলেক্ট করতে পারে।
iii. স্ট্যাটাস বার-এ Slide Show আইকন ক্লিক করতে পারে

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৬. যথাযথ Check করার পর সম্পাদনের উইন্ডোতে ফিরে যেতে চাইলে তাকে কোন কবু চাপতে হবে? (প্রয়োগ)
[ক] Home
[খ] End
[গ] F6
✅ ESC

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৭ ও ১৯৮ নং প্রশ্নের উত্তর দাও :
রিজভি তার ক্লাসে উপস্থাপনের জন্য একটি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টশন তৈরি করলো। সে জানে যে সাধারণত একটির পর একটি করে স্লাইড প্রদর্শন করা হয়। সে একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় ইফেক্ট ব্যবহার করতে চাইল।

১৯৭. উপরিউক্ত ইফেক্টকে কী বলে? (প্রয়োগ)
[ক] ট্রান্সমিশন
✅ ট্রানজিশন
[গ] রিকুইজিশন
[ঘ] সোলিডারেশন

১৯৮. পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে কোন মেনুর রিবনে উক্ত ইফেক্টের একসারি নমুনা পাওয়া যাবে? (উচ্চতর দক্ষতা)
ক File
[খ] Edit
✅ Animations
[ঘ] Tool

গ্রাফিক্স : পৃষ্ঠা : ৭৩-৮৬

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯৯. কম্পিউটার ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রামটি বিশ্বব্যাপী জনপ্রিয়? (জ্ঞান)
[ক] ইমেজ ভিউয়ার
✅ এডোবি ফটোশপ
[গ] অ্যাপল ফটোশপ
[ঘ] ইমেজ এডিটর

২০০. কিরূপ ক্যামেরার সাহায্যে তোলা ছবি সরাসরি কম্পিউটারে কপি করে নেয়া যায়? (জ্ঞান)
[ক] অ্যানালগ
[খ] কোডাক
✅ ডিজিটাল
[ঘ] কোনিকা

২০১. ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য সর্বপ্রথম কম্পিউটার মনিটরের কোন অপশনে ক্লিক করতে হয়? (জ্ঞান)
[ক] My Document
✅ Start
[গ] My Computer
[ঘ] Search

২০২. Start মেনুর অল প্রোগ্রাম কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে কী ধরনের মেনু পাওয়া যায়? (জ্ঞান)
[ক] ড্রপডাউন
✅ ফ্লাইআউট
[গ] ইনসার্ট
[ঘ] পপআপ

২০৩. ফটোশপ প্রোগ্রাম খোলার পর ফাইল মেনু থেকে কোন কমান্ডে ক্লিক করলে New ডায়ালগ বক্স পাওয়া যাবে? (জ্ঞান)
✅ New
[খ] Latest
[গ] Old
[ঘ] Ancient

২০৪. Adobe photoshop নিউ ডায়ালগ বক্সে প্রশস্ততা এবং উচ্চতা কোন এককে দেয়া থাকে? (জ্ঞান)
[ক] Cm
✅ inch
[গ] ft
[ঘ] mm

২০৫. এডোবি ফটোশপে নিউ ডায়ালগ বক্সে প্রশস্ততা এবং উচ্চতা এ দুটি ঘরের কোন পাশে মাপের একক নির্ধারণের ড্রপ-ডাউন মেনু রয়েছে? (জ্ঞান)
[ক] বাম
✅ ডান
[গ] উপর
[ঘ] নিচ

২০৬. ফটোশপে ইমেজ বা ছবি তৈরি হয় কিসের সাহায্যে? (জ্ঞান)
✅ পিক্সেল
[খ] বাইট
[গ] বিট
[ঘ] জিবি

২০৭. ইমেজের ক্ষুদ্রতম একক কী? (জ্ঞান)
[ক] বাইট
[খ] বিট
[গ] Word
✅ পিক্সেল

২০৮. প্রতি বর্গইঞ্চিতে পিক্সেলের পরিমাণকে কী বলে? (জ্ঞান)
[ক] রেঞ্জ
✅ রেজুলিউশন
[গ] ডট
[ঘ] কমা

২০৯. রীনা পিক্সেলের ঘরে ১৩০ টাইপ করল। এর রেজুলিউশন কত হবে? (প্রয়োগ)
[ক] ৫১৮৪
[খ] ৬৯০০
✅ ১৬৯০০
[ঘ] ১৮০০

২১০. একটি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক কোনটি? (জ্ঞান)
[ক] Cm
[খ] পয়েন্ট
[গ] mm
✅ পিক্সেল

২১১. এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ কত? (জ্ঞান)
[ক] ৫০৮৪
✅ ৫১৮৪
[গ] ৫২৮৪
[ঘ] ৫৩৮৪

২১২. সাধারণ ভাষায় ছবি ফেটে যাওয়া বলতে কোনটিকে বোঝানো হয়? (জ্ঞান)
[ক] হাইপার রেজুলিউশন
[খ] নরমাল রেজুলিউশন
✅ পিক্সেলেটেড
[ঘ] অ্যানিমেশন

২১৩. কম্পিউটার টেলিভিশন এবং অন্যান্য ইলেক্ট্রনিক মিডিয়ার মনিটরে উপস্থাপিত বিষয় প্রদর্শিত হয় কোন মোডে? (জ্ঞান)
[ক] CMYK
[খ] Bitmap
[গ] Grayscale
✅ RGB

২১৪. RGB-এর পূর্ণরূপ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] Right Global Bitmap
[খ] Rose Green Blue
✅ Red Green Blue
[ঘ] Row Ground Background

২১৫. ডায়ালগ বক্সের Background ঈonঃবহঃ অংশে কয়টি অপশন রয়েছে? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

২১৬. ডায়ালগ বক্সে মাপ অনুযায়ী কী আসবে? (জ্ঞান)
✅ পর্দা
[খ] বার
[গ] টাইটেল
[ঘ] অপশন

২১৭. অপশন বার এর নিচে কী রয়েছে? (অনুধাবন)
[ক] পর্দা
[খ] বার
[গ] মেনু
✅ রুলার

২১৮. ফটোশপে কোনটিকে শিল্পীর ছবি আঁকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে? (জ্ঞান)
[ক] অপশন বার
[খ] টাইটেল বার
✅ রুলারের নিচের পর্দা
[ঘ] রূলার

২১৯. ফটোশপ পর্দার ডান পাশে কোনটি থাকে ? (জ্ঞান)
[ক] তুলি
[খ] ক্যানভাস
✅ প্যালেট
[ঘ] রং

২২০. ফটোশপে কাজ করার জন্য কয় প্রকার টুল আছে? (জ্ঞান)
[ক] ৬৭
[খ] ৬৮
✅ ৬৯
[ঘ] ৭০

২২১. Foreground এর রংতুলি কী হিসেবে কাজ করে? (জ্ঞান)
[ক] রেখা
✅ রং
[গ] পেস্ট
[ঘ] চিত্র

২২২. গুটিয়ে থাকা প্যালেটের চতুষ্কোণ আইকনে ক্লিক করলে কী হবে? (অনুধাবন)
[ক] প্যালেটটি গুটিয়ে যাবে
✅ প্যালেটটি সম্প্রসারিত হবে
[গ] প্যালেটটি ডিলিট হবে
[ঘ] প্যালেটটি কপি হবে

২২৩. প্যালেটের কোন দিকে বিয়োগ চিহ্ন বা minimize আইকন রয়েছে? (জ্ঞান)
[ক] নিচের ডানদিকে
[খ] নিচের বামদিকে
✅ উপরের ডানদিকে
[ঘ] উপরের বামদিকে

২২৪. প্যালেটের টপ বার-এ কী করলে সম্প্রসারিত প্যালেট গুটিয়ে যায় এবং গুটিয়ে থাকা প্যালেট সম্প্রসারিত হয়? (জ্ঞান)
✅ ডবল ক্লিক
[খ] মাউস পয়েন্টার স্থাপন
[গ] সিঙ্গেল ক্লিক
[ঘ] স্ক্রল

২২৫. প্যালেটটিকে যেকোনো স্থানে সরানোর জন্য প্যালেটের টপ বার-এ কোন অ্যাকশন প্রয়োগ করতে হবে? (জ্ঞান)
[ক] সিঙ্গেল ক্লিক
[খ] ডবল ক্লিক
✅ ক্লিক ও ড্রাগ
[ঘ] ক্লিক ও স্ক্রল

২২৬. টুল বক্সের একেবারে উপরের অংশে কয়টি সিলেকশন টুল রয়েছে? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

২২৭. টুল বক্সে কয়টি মুভ টুল বিদ্যমান? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

২২৮. টুল বক্সে একই অবস্থানে কয়টি মার্কি টুল বিদ্যমান? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

২২৯. টুল বক্সে কয়টি লাসো টুল বিদ্যমান? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

২৩০. ফটোশপে কিছু টুলের নিচের ডানদিকে ছোট তীর চিহ্নের কোন অক্ষর রয়েছে? (জ্ঞান)
[ক] x
[খ] w
[গ] Y
✅ z

২৩১. Shift বোতাম চেপে রেখে Rectangular Marquee Tool ড্র্যাগ করলে কী তৈরি হবে? (জ্ঞান)
[ক] নিখুঁত বৃত্ত
✅ নিখুঁত বর্গ
[গ] নিখুঁত সরলরেখা
[ঘ] নিখুঁত আয়তক্ষেত্র

২৩২. Shift বোতাম চেপে Elliptical Marquee Tool ড্র্যাগ করলে কী তৈরি হবে? (জ্ঞান)
✅ নিখুঁত বৃত্ত
[খ] নিখুঁত বর্গ
[গ] নিখুঁত সরলরেখা
[ঘ] নিখুঁত আয়তক্ষেত্র

২৩৩. Photoshop-এ কোন বোতামে চেপে ড্র্যাগ করলে কেন্দ্রবিন্দু থেকে শুরু হয়ে চতুর্দিকে বিস্তৃত হয়ে বর্গ/বৃত্ত সিলেকশন তৈরি হবে? (জ্ঞান)
[ক] Ctrl
[খ] Shift
✅ Alt
[ঘ] Insert

২৩৪. Rectangular Marquee Tool-এর সাহায্যে নিচের কোনটি তৈরি করা যায়? (জ্ঞান)
[ক] বৃত্ত
[খ] সরলরেখা
[গ] ত্রিভুজ
✅ চতুষ্কোণ

২৩৫. Rectangular Marquee Tool-এর সাহায্যে থেকে আঙুল তুলে নিলে পর্দায় চতুষ্কোণবিশিষ্ট সিলেকশন রেখা কী অবস্থায় থাকবে? (জ্ঞান)
✅ ভাসমান
[খ] আবদ্ধ
[গ] চলমান
[ঘ] দ্রুত বর্ধমান

২৩৬. সিলেকশন ভাসমান থাকা অবস্থায় Select মেনুর কোন কমান্ড সিলেক্ট করলে সিলেকশন চলে যাবে? (জ্ঞান)
[ক] Select
✅ Deselect
[গ] Edit
[ঘ] Pull

২৩৭. কীবোর্ডের কোন বোতাম চেপে রেখে Back space বোতামে চাপ দিলে সিলেকশনটি তুলির রঙে পূরণ হয়ে যাবে? (জ্ঞান)
[ক] Ctrl
✅ Alt
[গ] Shift
[ঘ] Capes lock

২৩৮. ফটোশপ প্রোগ্রামের ক্ষেত্রে কীবোর্ডের Alt বোতামে চেপে রেখে Backspace বোতামে চাপ দিলে সিলেকশন রেখা কী অবস্থায় থাকবে? (জ্ঞান)
✅ Foreground
[খ] Background
[গ] Red
[ঘ] Blue

২৩৯. কীবোর্ডের কোন বোতাম চেপে রেখে Back space বোতামে চাপ দিলে সিলেকশনটি ক্যানভাসের রঙে পূরণ হবে? (জ্ঞান)
[ক] Alt
[খ] Shift
[গ] Capes lock
✅ Ctrl

২৪০. কোন দুটি বোতাম এক সাথে চেপে রেখে স্থানান্তরিত করলে অবজেক্টটি কপি হয়ে স্থানান্তরিত হবে? (জ্ঞান)
✅ Ctrl + Alt
[খ] Alt + Tab
[গ] Ctrl + Tab
[ঘ] Ctrl + Enter

২৪১. এডোবি ফটোশপে সিলেকশন সরিয়ে নেওয়ার সময় রং দিয়ে পূরণ করা অবজেক্টটি কী হবে? (জ্ঞান)
✅ পূর্বের স্থানেই থেকে যাবে
[খ] Delete হয়ে যাবে
[গ] এটিও সরে যাবে
[ঘ] কিছুটা বড় হয়ে যাবে

২৪২. অপশন বার এ Feather ঘরে ০ থেকে কত পর্যন্ত বিভিন্ন পরিমাণসূচক সংখ্যা টাইপ করে অবজেক্টটি নমনীয় করা যায়? (জ্ঞান)
[ক] ১২০
[খ] ১৫০
[গ] ১৭০
✅ ২৫০

২৪৩. অপশন বার-এ ফেদার ঘরে বিভিন্ন পরিমাণসূচক সংখ্যা টাইপ করলে কী হয়? (অনুধাবন)
✅ অবজেক্ট প্রান্ত নমনীয় হয়
[খ] অবজেক্ট প্রান্ত কঠিন হয়
[গ] অবজেক্ট প্রান্ত ডিলিট হয়
[ঘ] অবজেক্ট প্রান্ত কপি হয়

২৪৪. লিমন এডোবি ফটোশপ প্রোগ্রামে কাজ করছে। সে ফেদার ঘরে ১০ টাইপ করলে নমনীয়তা কত হবে? (প্রয়োগ)
[ক] ১০
[খ] ১৫
✅ ২০
[ঘ] ৩০

২৪৫. ফিদার ঘরে বিভিন্ন পরিমাণসূচক সংখ্যা টাইপ করার পর কীবোর্ডের কোন বোতামে চেপে ফেদার বৈশিষ্ট্যকে কার্যকর করে নিতে হবে? (প্রয়োগ)
[ক] Shift
[খ] Insert
✅ Enter
[ঘ] End

২৪৬. মুক্ত সিলেকশন তৈরি করার জন্য Lasso tool সিলেক্ট করার পর ক্যানভাসে কোন অ্যাকশনের মাধ্যমে আবৃত্তকার এবং আঁকাবাঁকা সীমানা বা প্রান্তবিশিষ্ট সিলেকশন তৈরির কাজ করা যায়? (জ্ঞান)
[ক] ডবল ক্লিক
[খ] সিঙ্গেল ক্লিক
✅ ক্লিক ও ড্রাগ
[ঘ] স্ক্রুল

২৪৭. মুক্ত সিলেকশন তৈরির ক্ষেত্রে, ড্রাগ করা অবস্থায় মাউসের উপর কোন অ্যাকশনের দ্বারা ঐ অবস্থান থেকে শুরুর ক্লিকের বিন্দুর সঙ্গে রেখা তৈরি হয়ে বদ্ধ সিলেকশন তৈরি হবে? (জ্ঞান)
[ক] সিঙ্গেল ক্লিক
✅ আঙুলের চাপ ছেড়ে দেয়া
[গ] স্ক্রল
[ঘ] ডবল ক্লিক

২৪৮. সিলেকশন ভাসমান থাকা অবস্থায় সিলেকশনের কোথায় ক্লিক করে ছবি অন্যত্র সরিয়ে স্থাপন করা যাবে? (জ্ঞান)
[ক] ডানপাশে
[খ] বামপাশে
[গ] উপরে
✅ মধ্যে

২৪৯. সিলেকশন কোনো রং দিয়ে পূরণ করার পর ভাসমান সিলেকশন ড্র্যাগ করে অন্যত্র সরিয়ে স্থাপন করে কোন রং দিয়ে পূরণ করা যাবে? (জ্ঞান)
[ক] একই রং
[খ] সাদা
[গ] লাল
✅ যেকোনো রং

২৫০. রঙের গাঢ়ত্বের পরিমাণ নির্ধারণ করার জন্য কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] Feather
[খ] Lesso
[গ] Flating
✅ Opacity

২৫১. Edit মেনুর কোন কমান্ড দিলে পর্দায় ফিল ডায়ালগ বক্স পাওয়া যায়? (জ্ঞান)
[ক] Feather
✅ Fill
[গ] Flating
[ঘ] Drags

২৫২. ফিল ডায়ালগ বক্সের কনটেন্টস অংশে ইউজ ঘরে কোনটি সিলেক্টেড থাকে? (জ্ঞান)
[ক] ব্যাকগ্রাউন্ড
[খ] ক্যানভাস
✅ ফোরগ্রাউন্ড
[ঘ] টপবার

২৫৩. ডায়ালগ বক্সের কোন ঘরে রঙের নির্ধারণী সংখ্যা টাইপ করতে হয়? (জ্ঞান)
✅ ওপাসিটি
[খ] মার্কি
[গ] প্যালেট
[ঘ] ফিদার

২৫৪. ফটোশপের রঙের পূর্ণ গাঢ়ত্ব কত দ্বারা বোঝায়? (জ্ঞান)
✅ ১০০%
[খ] ২০০%
[গ] ৩০০%
[ঘ] ৪০০%

২৫৫. সুমাইয়া ওপাসিটি ঘরে ৫০ টাইপ করে Ok বোতামে ক্লিক করল। সিলেকশনটি ফোরগ্রাউন্ড রঙের কত Percent গাঢ়তায় পূরণ হবে? (প্রয়োগ)
[ক] ২৫%
✅ ৫০%
[গ] ৭৫%
[ঘ] ১০০%

২৫৬. সিলেকশনের অপশন প্যালেটে কী আছে? (জ্ঞান)
[ক] ফিদার
[খ] ফ্লোটিং
✅ ওপাসিটি
[ঘ] ড্রেগ

২৫৭. প্যালেটের কী কমবেশি করে রঙের গাঢ়তা কমবেশি করা যায়? (জ্ঞান)
[ক] ফিদার
[খ] ফ্লোটিং
✅ ওপাসিটি
[ঘ] ড্রেগ

২৫৮. কোন কমান্ডের সাহায্যে সিলেকশনের বর্ডার তৈরি করা যায়? (জ্ঞান)
✅ স্ট্রোক
[খ] ওপাসিটি
[গ] সিফটিং
[ঘ] ফ্লোটিং

২৫৯. ডায়ালগ বক্সে Stroke Width ঘরে কত পর্যন্ত সংখ্যা টাইপ করা যায়? (জ্ঞান)
✅ ১-১৬
[খ] ১-২০
[গ] ১-১০০
[ঘ] ১-২৫০

২৬০. ডায়ালগ বক্সের Stroke Width ঘরে যে সংখ্যা টাইপ করা হয় সে সংখ্যা অনুযায়ী কোনটি নির্ধারিত হয়? (জ্ঞান)
✅ বর্ডারের প্রশস্ততা
[খ] বর্ডারের দৈর্ঘ্য
[গ] রং
[ঘ] বর্ডারের আকার

২৬১. কোন পদ্ধতিতে শুধু তুলির রং দিয়েই বর্ডার করা যায়? (জ্ঞান)
[ক] ওপাসিটি
✅ স্ট্রোক
[গ] সিফটিত
[ঘ] ফ্লোটিং

২৬২. বর্ডারটি সিলেকশনের বাইরের দিকে তৈরির জন্য ডায়ালগ বক্সের কোন Radio Radio button-এর মাঝখানে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে? (জ্ঞান)
[ক] Inside
[খ] Center
✅ Outside
[ঘ] Outward

২৬৩. বর্ডারটি সিলেকশনের মাঝামাঝি স্থানে তৈরির জন্য ডায়ালগ বক্সের কোন Radio Radio button-টি ক্লিক করে সক্রিয় করে দিতে হবে? (জ্ঞান)
✅ Inside
[খ] Inধিৎফ
[গ] Outside
[ঘ] Center

২৬৪. বর্ডারটি সিলেকশনের ভেতরের দিকে তৈরির জন্য ডায়ালগ বক্সের কোন Radio Radio button-এর মাঝখানে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে? (জ্ঞান)
[ক] Inside
✅ Center
[গ] Outside
[ঘ] Outward

২৬৫. ফাইল মেনু থেকে কোন কমান্ড দিলে Save as ডায়ালগ বক্স আসবে? (জ্ঞান)
[ক] Shift
[খ] Enter
[গ] Pause
✅ Save

২৬৬. Photoshop-এ ছবি সম্পাদনের প্রায় প্রতিটি পর্যায়ে কোনটির মাধ্যমে কাজ করতে হয়? (জ্ঞান)
✅ Layer
[খ] Lasso
[গ] Marquee
[ঘ] Stroke

২৬৭. ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের একেকটি স্তরকে কী বলে? (জ্ঞান)
[ক] Lasso
[খ] Marquee
✅ Layer
[ঘ] Stroke

২৬৮. কোন পদ্ধতিতে একাধিক স্বচ্ছ ক্যানভাস একটির উপরে একটি রেখে কাজ করা যায়? (জ্ঞান)
[ক] Marquee
✅ Layer
[গ] Lasso
[ঘ] Stroke

২৬৯. ফটোশপে রঙিন ছবিবিশিষ্ট একটি ফাইল খোলা হলে ছবির লেয়ার প্যালেটে কী লেখা থাকবে? (জ্ঞান)
[ক] Lasso
[খ] Layer
✅ Background
[ঘ] Foreground

২৭০. জোহান ফটোশপে ৫টি ছবি নিয়ে কাজ করবে। এজন্য তাকে কয়টি লেয়ার ব্যবহার করতে হবে? (প্রয়োগ)
[ক] ১
[খ] ৩
✅ ৫
[ঘ] ১০

২৭১. নতুন লেয়ার যুক্ত করার জন্য প্যালেটের নিচে কোন অপশনে ক্লিক করতে হবে? (জ্ঞান)
[ক] Create a new slide
[খ] Create a new Box
✅ Create a new Layer
[ঘ] Create a new Line

২৭২. ২ নম্বর লেয়ারকে ক্লিক করে চেপে ধরে ৩ নম্বর লেয়ারের ওপর ছাড়লে কী ঘটবে? (অনুধাবন)
[ক] লেয়ারটি ৩নং লেয়ারে অবস্থান করবে
[খ] লেয়ারটি ৪নং লেয়ারে অবস্থান করবে
✅ লেয়ারটি ৩ ও ৪নং এর মাঝখানে অবস্থান করবে
[ঘ] লেয়ারটি ১নং লেয়ারে অবস্থান করবে

২৭৩. ব্যাকগ্রাউন্ড লেয়ার অন্য কোনো স্তরে স্থাপন করার জন্য ব্যাকগ্রাউন্ড কিসে পরিণত করে নিতে হবে? (জ্ঞান)
[ক] লেসো
✅ লেয়ার
[গ] মার্কি
[ঘ] প্যালেট

২৭৪. প্রতিটি লেয়ারের একেবারে বামদিকে কিসের আইকন রয়েছে? (জ্ঞান)
[ক] পাখি
[খ] বিমান
✅ চোখ
[ঘ] তালা

২৭৫. প্রতিটি লেয়ারের একেবারে বামদিকে যে চোখের আইকন রয়েছে তাকে কী বলা হয়? (জ্ঞান)
✅ লেয়ার ভিজিবিলিটি
[খ] লেয়ার এবিলিটি
[গ] লেয়ার ইনভিজিবিলিটি
[ঘ] লেয়ার এনাবল

২৭৬. আবিদ একটি লেয়ারের ছবি অদৃশ্য করে দেখতে চায়। এজন্য তাকে নিচের কোন আইকনে ক্লিক করতে হবে? (প্রয়োগ)
[ক] *
✅ 👁️
[গ] →
[ঘ] +

২৭৭. ফটোশপে চোখ আইকনের কোন পাশের সারিতে থাম্বনেইল আইকন রয়েছে? (জ্ঞান)
✅ ডান
[খ] বাম
[গ] উপরে
[ঘ] নিচে

২৭৮. থাম্বনেইল অর্থ কী? (জ্ঞান)
[ক] বড় নখ
[খ] বড় থাম
[গ] ছোট ছবির বৃহৎ সংস্কর
✅ বড় ছবির ক্ষুদ্র সংস্করণ

২৭৯. পর্দার ছবির সঙ্গে সংশ্লিষ্ট লেয়ারে ঐ ছবির ক্ষুদ্র সংস্করণ প্রদর্শিত হয় কোন আইকনে? (জ্ঞান)
[ক] Enable
✅ Channel
[গ] ভিজিবিলিটি
[ঘ] থাম্বনেইল

২৮০. একসঙ্গে একাধিক প্যালেটের যুক্ত অবস্থাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] আইকন প্যালেট
✅ গুচ্ছ প্যালেট
[গ] থাম্বনেইল প্যালেট
[ঘ] ট্যাব প্যালেট

২৮১. পর্দায় Layer প্যালেট বিদ্যমান না থাকলে Window মেনু থেকে কোন কমান্ড সিলেক্ট করলে পর্দায় লেয়ার প্যালেট পাওয়া যাবে? (জ্ঞান)
[ক] New
✅ Layers
[গ] Tools
[ঘ] Save

২৮২. New ডায়ালগ বক্সের Background Contents অপশন থেকে সাদা বা White সিলেক্ট করলে লেয়ার প্যালেট ভিত্তি লেয়ার হিসেবে কী থাকবে? (জ্ঞান)
[ক] Foreground
[খ] Contents
✅ Background
[ঘ] Layer

২৮৩. টেক্সট লেয়ার তৈরি করার ক্ষেত্রে ফন্ট ড্রপ-ডাউন তালিকা থেকে কোন ফন্ট সিলেক্ট করতে হবে? (জ্ঞান)
[ক] সুলেখা
✅ সুতন্বী এমজে
[গ] সুরমা এমজে
[ঘ] আদর্শলিপি

২৮৪. যে লেয়ারের ছবি সম্পাদনার কাজ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] Background layer
[খ] Foreground layer
✅ Target layer
[ঘ] Move layer

২৮৫. একসাথে কয়টি লেয়ারের ছবি সম্পাদনা করা যায়? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

২৮৬. লেয়ারকে কীভাবে টার্গেট লেয়ারে পরিণত করা যায়? (অনুধাবন)
[ক] লেয়ারকে Delete করে
[খ] লেয়ারকে Select করে
✅ লেয়ার এর উপর মাউস পয়েন্টার ক্লিক করে
[ঘ] মেনুতে মাউস পয়েন্টার ক্লিক করে

২৮৭. Opacity কী? (জ্ঞান)
[ক] লেয়ার নির্ধারক
[খ] লেয়ার পরিবর্তক
[গ] রঙের স্বল্পতা
✅ রঙের গাঢ়ত্ব

২৮৮. Opacity লেয়ার উপরে মাউস পয়েন্টার স্থাপন করলে মাউস পয়েন্টার কিসে পরিণত হবে? (জ্ঞান)
[ক] একমুখী তীরে
✅ দ্বিমুখী তীরে
[গ] ত্রিমুখী তীরে
[ঘ] চতুর্মুখী তীরে

২৮৯. দ্বিমুখী তীরটি কোন দিকে ড্র্যাগ করলে রঙের গাঢ়ত্ব কমবে? (জ্ঞান)
✅ বাম
[খ] ডান
[গ] উপর
[ঘ] নিচে

২৯০. টেক্সট বক্সে সরাসরি কী টাইপ করে রঙের গাঢ়ত্ব কম বেশি করা যায়? (জ্ঞান)
[ক] অক্ষরসূচক বর্ণ
[খ] চি‎হ্নসূচক বর্ণ
✅ পরিমাণসূচক সংখ্যা
[ঘ] বর্ণবাচক সংখ্যা

২৯১. লেয়ার বাতিল বা ফেলে দেয়ার জন্য লেয়ার প্যালেটের পপ-আপ মেনু থেকে কোন কমান্ড দিতে হবে? (জ্ঞান)
✅ Delete layer
[খ] Select layer
[গ] Target layer
[ঘ] Field layer

২৯২. কোনো লেয়ার যদি অদৃশ্য থাকে তাহলে কোন কমান্ড দিলে শুধু দৃশ্যমান লেয়ারগুলো একীভূত হবে? (জ্ঞান)
[ক] Flatten Image
✅ Merge Visible
[গ] Merge Down
[ঘ] Merge Point

২৯৩. কোন কমান্ড দিলে সিলেক্ট করা লেয়ার এবং ঠিক তার নিচের লেয়ার একীভূত হবে? (জ্ঞান)
[ক] Flatten Image
[খ] Merge Visible
[গ] Merge Point
✅ Merge Down

২৯৪. কোন কমান্ড দিলে সবগুলো লেয়ার একীভূত হবে? (প্রয়োগ)
[ক] Merge Down
[খ] Merge Visible
[গ] Merge Point
✅ Flatten Image

২৯৫. পেস্ট করার আগে কিরূপ লেয়ার তৈরি করে নিলে কাট বা কপি করা কোনো বিষয় ঐ লেয়ারেই পেস্ট হয়? (জ্ঞান)
[ক] অস্বচ্ছ
[খ] সাদা
✅ স্বচ্ছ
[ঘ] ধূসর

২৯৬. ছবি ছেঁটে ফেলার কাজ করতে হয় কোন টুলের সাহায্যে? (জ্ঞান)
[ক] Merge Down
[খ] Marquee
✅ Crop
[ঘ] Lasso

২৯৭. Crop শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] পরিষ্কার করা
[খ] বাদ দেওয়া
[গ] স্বচ্ছ করা
✅ ছেঁটে ফেলা

২৯৮. সিলেকশনের আয়তকার বক্সে মোট কয়টি ফাঁপা চতুষ্কোণ বক্স দেখা যাবে? (জ্ঞান)
[ক] ২
[খ] ৪
[গ] ৬
✅ ৮

২৯৯. সিলেকশন এলাকা চূড়ান্ত করার পর কীবোর্ডের কোন বোতামে চাপ দিলে সিলেকশনের বাইরের অংশটুকু বাদ পড়ে যাবে? (জ্ঞান)
[ক] Home
✅ Enter
[গ] Tab
[ঘ] End

৩০০. ছবির বিশেষ অংশ সিলেক্ট করার পর যদি ড্রপ করার কাজ থেকে বিরত থাকার প্রয়োজন হয় তাহলে কোন কী চাপতে হবে? (জ্ঞান)
[ক] Enter
[খ] Delete
✅ Esc
[ঘ] End

৩০১. হেলানো ছবি ক্রপ করার পদ্ধতি কয়টি রঙের সলিড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য? (জ্ঞান)
✅ এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার

৩০২. ব্যাকগ্রাউন্ড একাধিক রঙবিশিষ্ট এরূপ ছবি ক্রপ করার ক্ষেত্রে কোন টুল দিয়ে সিলেক্ট করতে হবে? (জ্ঞান)
[ক] Lasso
[খ] Layer
[গ] Automate
✅ Crop

৩০৩. ইরেজার টুল দিয়ে যখন কোনো রং মুছে ফেলা হয় তখন ঐ রংটি আসলে কিসের রং দিয়ে ঢেকে দেওয়া হয়? (জ্ঞান)
[ক] Foreground
[খ] Background
✅ ক্যানভাস
[ঘ] প্যালেট

৩০৪. কিরূপ লেয়ারের ছবি ইরেজার টুল দিয়ে স্বাভাবিক নিয়মে মুছে ফেলা যায়? (জ্ঞান)
[ক] সাদা
[খ] ধূসর
[গ] বাদামী
✅ স্বচ্ছ

৩০৫. সূক্ষ অংশ মোছার জন্য কীবোর্ডের ঈঅচঝ খঙঈক চেপে দিলে ইরেজার টুল কোন চিহ্নের আকার ধারণ করে? (জ্ঞান)
[ক] -
✅ +
[গ] =
[ঘ] *

৩০৬. ক্যানভাসের রং কেমন হলে মনে হবে রংটা মুছে যাচ্ছে? (জ্ঞান)
[ক] কালো
[খ] নীল
✅ সাদা
[ঘ] নীল

৩০৭. কোনটি সিলেক্ট করলে রাবার ইরেজার ইলেকট্রনিক সংস্করণের মতো কাজ করে? (জ্ঞান)
[ক] ব্রাশ
✅ ব্লক
[গ] পেন্সিল
[ঘ] ডাস্টার

৩০৮. Gradient Tool-এর একই অবস্থানে কোন টুল রয়েছে? (জ্ঞান)
[ক] ইরেজার
[খ] রোটেট
✅ পেইন্ট বাকেট
[ঘ] লিনিয়ার

৩০৯. গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলে অপশন বার-এ কত প্রকার গ্রেডিয়েন্ট তৈরির আইকন পাওয়া যাবে? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

৩১০. একটি রং শুরু থেকে শেষের দিকে মিলিয়ে যাওয়াকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] ড্র্যাগ
✅ ব্লেন্ড
[গ] লিনিয়ার
[ঘ] ফিল

৩১১. কোন ব্লেন্ডে রং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে ক্রমান্বয়ে মিলিয়ে যায়? (জ্ঞান)
✅ Linear
[খ] Radical
[গ] Reflected
[ঘ] Diamond

৩১২. কোন টুলের সাহায্যে তিন ইঞ্চি প্রস্থ ও দুই ইঞ্চি উচ্চতাবিশিষ্ট একটি সিলেকশন তৈরি করে নেওয়া যায়? (জ্ঞান)
[ক] উপবৃত্তাকার মার্কি টুল
[খ] ল্যাসো টুল
✅ আয়তাকার মার্কি টুল
[ঘ] ক্রপ

৩১৩. গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে মাউস ক্যানভাসে নিয়ে এলে কোন চিহ্নে পরিণত হবে? (জ্ঞান)
[ক] গুণ
[খ] ভাগ
✅ যোগ
[ঘ] বিয়োগ

৩১৪. পর্দায় কোনো কিছু সিলেক্ট করা না হলে কতটুকু পর্দা জুড়ে ব্লেন্ড তৈরি করা যায়? (জ্ঞান)
[ক] অর্ধেক
[খ] ৪ ভাগের ১ ভাগ
[গ] ৪ ভাগের ৩ ভাগ
✅ সম্পূর্ণ

৩১৫. রেডিয়াল গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য কোন বার-এ রেডিয়াল গ্রেডিয়েন্ট আইকনে ক্লিক করে সক্রিয় করে নিতে হবে? (জ্ঞান)
[ক] টুলবার
[খ] মেনুবার
✅ অপশনবার
[ঘ] টাইটেলবার

৩১৬. গ্রেডিয়েন্ট বার এ ক্লিক করলে কী পাওয়া যায়? (জ্ঞান)
✅ গ্রেডিয়েন্ট এডিটর ডায়ালগ বক্স
[খ] এক্সল এডিটর ডায়ালগ বক্স
[গ] ফিল্ড এডিটর ডায়ালগ বক্স
[ঘ] লিনিকর এডিটর ডায়ালগ বক্স

৩১৭. গ্রেডিয়েন্ট স্লাইডারের বাম এবং ডান প্রান্তের নিচে কী রয়েছে? (জ্ঞান)
✅ Color Stop
[খ] Linear Stop
[গ] Opacity Stop
[ঘ] Field

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩১৮. এডোবি ফটোশপ সফটওয়্যারের সাহায্যে-
i. ছবির ঔজ্জ্বল্য বাড়ানো-কমানো যায়
ii. ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা যায়
iii. ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা যায়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১৯. কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনা করার জন্য ব্যবহার করতে হয়-
i. ক্যামেরায় তোলা ছবি
ii. হাতে আঁকা ছবি
iii. নকশা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২০. জিকু তার কম্পিউটারে এডোবি ফটোশপে বেশ কিছু ছবি সম্পাদন করল। এই ছবিগুলো সে ব্যবহার করতে পারবে-
i. ব্যানারে
ii. বিজ্ঞাপনে
iii. আমন্ত্রণপত্রে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২১. ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল কথাটির অর্থ হচ্ছে-
i. এক ইঞ্চিতে আড়াআড়ি এবং খাড়াখাড়িভাবে ৭২টি পিক্সেলের ৭২টি লাইন থাকে
ii. শুধু আড়াআড়িভাবে ৭২টি পিক্সেলের ৭২টি লাইন থাকবে
ররর. এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ দাঁড়াবে ৫১৮৪ পিক্সেল

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২২. একটি ছবি বড় করলে-
i. পিক্সেলগুলো দেখা যাবে
ii. ছবি পরিষ্কার হবে
iii. ছবি ফেটে যাবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৩. এডোবি ফটোশপের Color Mode ড্রপ-ডাউনে মেনুতে থাকে-
i. RGB
ii. CMYK
iii. Bitmap

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২৪. এডোবি ফটোশপে-
i. টাইটেল বার-এর নিচে রয়েছে মেনুবার
ii. মেনুবার-এর নিচে রয়েছে অপশন বার
iii. অপশন বার-এর নিচে রয়েছে টাইটেল বার

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৫. ফটোশপের টুল বক্সে রয়েছে-
i. তুলি
ii. নিয়ন্ত্রণের আইকন
iii. মাস্ক আইকন

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২৬. প্যালেটের উপরের ডান দিকে বিদ্যমান বিয়োগ চিহ্নযুক্ত আইকনে ক্লিক করলে-
i. প্যালেটটি গুটিয়ে যাবে
ii. আইকনটি চতুষ্কোণ আইকনে রূপান্তরিত হবে
iii. প্যালেটটি সম্প্রসারিত হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৭. ফটোশপের ক্যানভাসে-
i. ডানপাশে রয়েছে প্যালেট
ii. বামপাশে রয়েছে তুলি বা ব্রাশ
iii. ডানপাশে রয়েছে রং ও ছবি

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৮. প্যালেটের উদাহরণ হলো-
i. Layer
ii. Path
iii. Channel

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২৯. প্যালেটের টপ বার-এ ডাবল ক্লিক করলে-
i. সম্প্রসারিত প্যালেট গুটিয়ে যাবে
ii. কম্পিউটার অফ হয়ে যাবে
iii. গুটিয়ে থাকা প্যালেট সম্প্রসারিত হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩০. টুল বক্সে কোনো টুল সিলেক্ট করে মাউস পয়েন্টার পর্দার ভেতরে নিলে-
i. সিলেক্ট টুলের নিজস্ব আকৃতিতে দেখা যায়
ii. কখনো যোগ চিহ্নগুলো দেখা যায়
iii. সম্পাদনা টুলগুলো বৃত্ত বা গোল আকৃতিতে প্রদর্শিত হয়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩১. সিলেকশন টুলের মধ্যে মার্কি টুল দিয়ে-
i. চতুষ্কোণ ও বৃত্তাকার সিলেকশন করা যায়
ii. অবজেক্ট তৈরির কাজ করা যায়
iii. ছবির দাগ মোছা যায়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩২. Alt বোতামে ক্লিক করে ড্রাগ করলে-
i. বৃত্ত সিলেকশন হবে
ii. বর্গ সিলেকশন হবে
iii. আয়তক্ষেত্র সিলেকশন হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩৩. টুল বক্সের নিচের অংশে থাকে -
i. Foreground কালার আইকন
ii. Background কালার আইকন
iii. Marquee টুল

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩৪. কোনো সিলেকশন ভাসমান থাকা অবস্থায় রং দিয়ে পূরণ করার জন্য -
i. কীবোর্ডের Alt বোতাম চেপে রেখে Backspace চাপ দিতে হবে
ii. কীবোর্ডের Shift বোতাম চেপে রেখে Backspace চাপ দিতে হবে
ররর. কীবোর্ডের Ctrl বোতাম চেপে রেখে Backspace চাপ দিতে হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩৫. ফেদার-এর বৈশিষ্ট্য দৃশ্যমান হবে-
র. ফেদার ঘরে পরিমাণসূচক সংখ্যা টাইপ-করে কীবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে
ii. মার্কি টুল বা অন্য টুল দিয়ে রং করে পূরণ করলে
ররর. কপি বা কাট করে অবজেক্ট পেস্ট করার পর

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩৬. ওপাসিটি ঘরে ৫০ টাইপ করে Ok বোতামে ক্লিক করলে-
i. সিলেকশনটি ফোরগ্রাউন্ড রঙের ৫০% গাঢ়তায় পূরণ হবে
ii. সিলেকশনটি ফোরগ্রাউন্ড রঙের ১০০% গাঢ়তায় পূরণ হবে
iii. সিলেকশনটি মাঝামাঝি রঙের গাঢ়ত্ব প্রকাশ করবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩৭. স্ট্রোক পদ্ধতিতে বর্ডার তৈরি করা যায়-
i. তুলির রং দ্বারা
ii. ফোরগ্রাউন্ডের রং দ্বারা
iii. ক্যানভাস রং দ্বারা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩৮. লেয়ার দ্বারা -
i. ছবি সম্পাদনার কাজ করা হয়
ii. অবজেক্ট তৈরির কাজ করা হয়
iii. ছবির গুণাগুণ বিচার করা হয়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩৯. ক্যানভাস স্বচ্ছ হলে-
i. প্রতি স্তরে বিদ্যমান ছবি দেখে দেখে কাজ করা যায়
ii. ছবির কাজের কোয়ালিটি ভালো হয়
iii. ক্যানভাসের নিচের দিকে কাজ করা সহজ হয়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪০. Background Eraser টুল দিয়ে ছবির যেকোনো অংশে ক্লিক করলে-
i. ছবির ওই অংশ মুছে যাবে
ii. প্যালেটের লেয়ারটি আপনা-আপনি Layer O-এ পরিণত হবে
iii. ছবির ওই অংশ বেশি উজ্জ্বল হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪১. লেয়ারের ক্ষেত্রে অদৃশ্য চোখের জায়গাটি ক্লিক করলে-
i. চোখের আইকনটি দৃশ্যমান হবে
ii. লেয়ারের ছবি পর্দায় দৃশ্যমান হবে
iii. লেয়ারের ছবি অদৃশ্যই থেকে যাবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪২. একটি লেয়ারকে টার্গেট লেয়ারে পরিণত করার জন্য-
i. লেয়ারটির উপর ক্লিক করতে হবে
ii. লেয়ারটি সিলেক্টেড হতে হবে
iii. লেয়ারটি আনডু করতে হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৩. লেয়ারস প্যালেটের পপ-আপ মেনুতে কমান্ডগুলো হলো-
i. Merge Visible
ii. Flatten Image
iii. Merge Down

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪৪. কোনো লেয়ার যদি অদৃশ্য থাকে তাহলে Merge Visible কমান্ড দিলে -
i. শুধু দৃশ্যমান লেয়ারগুলো একীভূত হবে
ii. অদৃশ্য লেয়ারগুলো একীভূত হবে
iii. অদৃশ্য লেয়ারগুলো একীভূত হবে না

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৫. লেয়ারস প্যালেটের পপ-আপ মেনুতে Merge Down কমান্ড দিলে-
i. সিলেক্ট করা লেয়ার একীভূত হবে
ii. সিলেক্ট করা লেয়ারের ঠিক নিচের লেয়ার একীভূত হবে
iii. অদৃশ্য লেয়ারগুলোও একীভূত হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৬. Opacity পরিবর্তন করা যায়-
i. ড্রাগের মাধ্যমে
ii. স্ক্রলে আপডাউনের মাধ্যমে
iii. সরাসরি পরিমাণসূচক সংখ্যা টাইপ করে

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৭. ফটোশপে কাজ শেষ করার পর অন্য কোনো কম্পিউটারে বা প্রিন্টিং মেশিনে নেওয়া যায়-
i. সিডিতে কপি করে
ii. পেনড্রাইভে
iii. ব্লুটুথের মাধ্যমে

নিচের কোনটি সঠিক? (জ্ঞান)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪৮. কাট বা কপি করা কোনো বিষয় পেস্ট করলে-
i. আপনা আপনি নতুন লেয়ার তৈরি হয়
ii. পেস্ট করা অবজেক্ট নতুন লেয়ারে পেস্ট হয়
iii. আগে স্বচ্ছ লেয়ার তৈরি থাকলে ঐ লেয়ারে পেস্ট হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪৯. Crop টুলের মাধ্যমে-
i. ছবির প্রান্তগুলো থেকে কিছুটা অংশ ছেঁটে ফেলা যায়
ii. ছবির অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া যায়
iii. ছবি সমান্তরাল করা যায়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫০. জিয়ান এডোবি ফটোশপে একটি ছবি তৈরি করল। ছবির এবড়োথেবড়ো প্রান্ত বা বর্ডার ছেঁটে ফেলার জন্য তাকে-
i. টুল বক্স থেকে Crop টুল সিলেক্ট করতে হবে
ii. আয়তাকার মার্কি টুলের মতো ক্লিক ও ড্র্যাগ ছবির এবড়োথেবড়ো প্রান্ত বা বর্ডার অংশটুকু বাইরে রেখে ভেতরের প্রয়োজনীয় অংশ সিলেক্ট করতে হবে
iii. সিলেকশনের চতুষ্কোণ বক্সগুলোতে ডবল ক্লিক করতে হবে

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫১. হেলানো ছবি ক্রপ করার ক্ষেত্র-
i. ফাইল মেনু থেকে Automate কমান্ড ব্যবহার করতে হবে
রর. সংশ্লিষ্ট সাবমেনু থেকে Crop and Straighten photos কমান্ড সিলেক্ট করতে হবে
ররর. ব্যাকগ্রাউন্ড একাধিক রংবিশিষ্ট হলে ক্রপিং-এর কাজ করা যাবে না

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫২. গ্রেডিয়েন্ট তৈরির আইকন-
i. Linear Gradient
ii. Reflected Gradient
iii. Diamond Gradient

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫৩. রেডিয়াল ব্লেন্ডে-
i. রং শুরুর স্থান থেকে চতুর্দিকে বিস্তৃত হয়ে ক্রমান্বয়ে মিলিয়ে যায়
ii. রং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে পৌঁছতে ক্রমান্বয়ে মিলিয়ে যায়
iii. চতুর্দিকের গাঢ় রং কেন্দ্রের দিকে অগ্রসর হতে হতে ক্রমান্বয়ে মিলিয়ে যায়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫৪. সাদা-কালো বা রঙের দৃশ্যমানতা আশানুরূপ করার জন্য প্রয়োজন -
i. ঔজ্জ্বল্য শানিত করা
ii. ছবিটি অপরিষ্কার রাখা
iii. কনট্রাস্ট সমন্বয় করা

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫৫ ও ৩৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
ছুটির দিনে ফাহিমের মা বারান্দায় বসে পুরনো, ছবির এলবাম দেখছিলেন। ছবিগুলো সব সাদাকালো। ফাহিমের তার মা-বাবার একটি ছবি খুব পছন্দ হলো। সে ছবিটি রঙিন করার জন্য তার মায়ের কাছ থেকে চেয়ে নিল।

৩৫৫. কাজটি করার জন্য ফাহিমকে কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হবে? (প্রয়োগ)
[ক] Powerpoint
✅ Photoshop
[গ] Illustrator
[ঘ] Maya

৩৫৬. উক্ত সফটওয়্যার দিয়ে-
i. এনিমেশন যুক্ত করা যায়
ii. ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা যায়
iii. হাতে আঁকা ছবি কম্পিউটারে নিয়ে সম্পাদনা করা যায়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫৭ ও ৩৫৮ নং প্রশ্নের উত্তর দাও :
রিংকু একটি ছবি সম্পাদনার জন্য তার কম্পিউটারে এডোবি ফটোশপ প্রোগ্রামটি চালু করল। সে পিক্সেলের ঘরে ৩৬ টাইপ করল।

৩৫৭. রিংকু যে ছবিটি নিয়ে কাজ করবে তার প্রতি ইঞ্চিতে খাড়াখাড়ি কয়টি লাইন থাকবে? (প্রয়োগ)
[ক] ১৮
✅ ৩৬
[গ] ৭২
[ঘ] ১৪৪

৩৫৮. উক্ত ছবির রেজুলেশন কত হবে? (প্রয়োগ)
✅ ১২৯৬
[খ] ২৫৯২
[গ] ৩৮৮৮
[ঘ] ৫১৮৪

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫৯ ও ৩৬০ নং প্রশ্নের উত্তর দাও :
মিলনকে তার বাবা একটি এবড়োথেবড়ো পুরনো ছবি দিয়ে স্টুডিওতে গিয়ে ছবিটি পরিষ্কার করে আনতে বললেন। মিলন স্টুডিও থেকে ছবিটি ঠিক করে আনলে তার বাবা ছবিটি দেখে খুব খুশি হলেন।

৩৫৯. মিলনের বাবার ছবিটি প্রথমে কোন যন্ত্রের সাহায্যে কম্পিউটারে নিতে হয়েছে? (প্রয়োগ)
[ক] ক্যামেরা
✅ স্ক্যানার
[গ] ফটোস্ট্যাট
[ঘ] প্রিন্টার

৩৬০. স্টুডিওর লোকটিকে উক্ত ছবিটি ঠিক করতে -
i. ফটোশপের টুল বক্স থেকে Crop Tool সিলেক্ট করতে হয়েছে
ii. এবড়োথেবড়ো অংশ বাদে প্রয়োজনীয় অংশ সিলেক্ট করতে হয়েছে
ররর. সিলেকশন শেষে কীবোর্ডের Enter বোতামে চাপ দিতে হয়েছে

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬১ ও ৩৬২ নং প্রশ্নের উত্তর দাও :
আশিক এডোবি ফটোশপে গ্রেডিয়েন্টের জন্য দুটির বেশি রং ব্যবহার করতে চায়।

৩৬১. আশিককে স্লাইডারে নতুন করে কী যোগ করতে হবে? (প্রয়োগ)
[ক] Color Start
[খ] Color End
[গ] Color Mix
✅ Color Stop

৩৬২. উপরিউক্ত উদ্দেশ্যে-
i. কীবোর্ডের Ctrl + Alt + C চাপতে হবে
ii. স্লাইডারের নিচে যেকোনো জায়গায় ক্লিক করলে পাশের কালারের সঙ্গে রঙ মিশ্রণের মধ্যবিন্দু নির্ধারক ডায়মন্ডসহ ক্লিক করা অবস্থানে নতুন টুলটি যুক্ত হবে
ররর. প্রয়োজনীয় টুলটি অতিরিক্ত সংখ্যক বার যোগ করা হয়ে থাকলে তা ফেলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট আইকনে ক্লিক ও ড্র্যাগ করে স্লাইডারের বাইরে এনে ছেড়ে দিতে হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬৩ ও ৩৬৪ নং প্রশ্নের উত্তর দাও :
অবজেক্টের প্রান্ত নমনীয় করার জন্য এডোবি ফটোশপে একটি বিশেষ টুল রয়েছে যা ফিদার নামে পরিচিতি। ফিদারের পরিমাণ অবজেক্টের প্রান্ত থেকে ভেতর ও বাইরে সমানভাবে বিস্তৃত হয়।

৩৬৩. অপশন বার-এ উক্ত টুলের ঘরে নিচের কোন সংখ্যাটি টাইপ করা যাবে? (প্রয়োগ)
✅ ২০০
[খ] ৩০০
[গ] ৪০০
[ঘ] ৫০০

৩৬৪. উক্ত ঘরে ২৫ টাইপ করলে প্রান্তের নমনীয়তা কত হবে? (প্রয়োগ)
[ক] ২৫
✅ ৫০
[গ] ৭৫
[ঘ] ১০০

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬৫ ও ৩৬৬ নং প্রশ্নের উত্তর দাও :
শফিক এডোবি ফটোশপে একটি প্রজেক্ট নিয়ে কাজ করছিল। হঠাৎ একটি সিলেকশনের বর্ডার তৈরি করার প্রয়োজন হলো।

৩৬৫. শফিক কোন কমান্ড ব্যবহার করবে? (প্রয়োগ)
[ক] Layer
[খ] Lasso
[গ] Opacity
✅ Stroke

৩৬৬. উক্ত বর্ডারের Width হিসেবে নিচের কোন সংখ্যাটি ইনপুট যোগ্য? (উচ্চতর দক্ষতা)
✅ ১২
[খ] ১৮
[গ] ২৪
[ঘ] ৩০

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬৭ ও ৩৬৮ নং প্রশ্নের উত্তর দাও :
রিয়ানা দীর্ঘদিন ধরে গ্রাফিক্সের কাজ করে। এ উদ্দেশ্যে সে অহin এডোবি ফটোশপ প্রোগ্রামটি ব্যবহার করে থাকে।

৩৬৭. উক্ত প্রোগ্রামে কাজ করার জন্য কমবেশি কয়টি টুল রয়েছে? (অনুধাবন)
[ক] ৪৯
[খ] ৫৯
✅ ৬৯
[ঘ] ৭৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৫ নবম-দশম শ্রেণি | SSC ICT MCQ Question and Answer Chapter-5

৩৬৮. উপরিউক্ত প্রোগ্রামে রয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. অসংখ্য অপশন প্যালেট, ডায়ালগ বক্স
ii. ব্রাশের রং এবং ক্যানভাসের রং নিয়ন্ত্রণের আইকন
iii. মাস্ক আইকন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
ইলাস্ট্রেটর : পৃষ্ঠা : ৮৭-১০৪

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৬৯. ইলাস্ট্রেটরের প্রধান কাজ কোনটি? (জ্ঞান)
[ক] ছবি সম্পাদনার কাজ
✅ অঙ্কন শিল্পের কাজ
[গ] লোগো তৈরির কাজ
[ঘ] বিজ্ঞাপন তৈরির কাজ

৩৭০. আমাদের দেশে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি প্রকাশনার প্রচ্ছদ তৈরি করার জন্য শিল্পীরা কোন প্রোগ্রাম বেশি ব্যবহার করে থাকেন? (জ্ঞান)
[ক] ফটোশপ
[খ] পাওয়ার পয়েন্ট
[গ] এক্সেল
✅ ইলাস্ট্রেটর

৩৭১. কম্পিউটার ব্যবহার করে ডিজাইনের কাজ করার জন্য কোন প্রোগ্রামের চাহিদা সবচেয়ে বেশি? (জ্ঞান)
[ক] ফটোশপ
[খ] পাওয়ারপয়েন্ট
✅ ইলাস্ট্রেটর
[ঘ] এমএস এক্সেল

৩৭২. কোন প্রোগ্রাম লেখার পরে অক্ষর বা অক্ষরসমূহের আকার এবং আকৃতি যেভাবে ইচ্ছা বা প্রয়োজন সেভাবেই পরিবর্তন করে নেওয়া যায়? (জ্ঞান)
✅ ইলাস্ট্রেটর
[খ] ফটোশপ
[গ] পাওয়ার পয়েন্ট
[ঘ] ভিজুয়াল বেসিক

৩৭৩. শিল্পীরা এখন কী ব্যবহার করে প্রচ্ছদ তৈরির কাজ করে থাকে? (জ্ঞান)
✅ এডোবি ইলাস্ট্রেটর
[খ] এক্স ইলাস্ট্রেটর
[গ] লিনিয়ার ইলাস্ট্রেটর
[ঘ] ফিল্ড ইলাস্ট্রেটর

৩৭৪. ইলাস্ট্রেটরে New ডায়ালগ বক্স পাওয়ার জন্য শর্টকাট কমান্ড কোনটি? (জ্ঞান)
ক Ctrl + M
✅ Ctrl + N
[গ] Shift + M
[ঘ] Shift + N

৩৭৫. ইলাস্ট্রেটরে সাইজ ঘরে ড্রপ-ডাউন তীরে ক্লিক করলে কী ধরনের মেনু পাওয়া যায়? (জ্ঞান)
[ক] Fixed
[খ] ফ্লাইআউট
✅ ড্রপ-ডাউন
[ঘ] Sidewise

৩৭৬. আমাদের দেশের ব্যবহারকারীরা ইলাস্ট্রেটরে কোন মাপে কাজ করে অভ্যস্ত? (জ্ঞান)
[ক] Matter
[খ] cm
[গ] mm
✅ inch

৩৭৭. ইলাস্ট্রেটরে Orientation এর ডানদিকে মানুষের চিত্র রয়েছে? (জ্ঞান)
[ক] একটি
✅ দুটি
[গ] তিনটি
[ঘ] চারটি

৩৭৮. ইলাস্ট্রেটরে Orientation-এর ডানদিকে দুটি মানুষের চিত্রের প্রথমটিতে ক্লিক করে সক্রিয় করে দিলে কাগজ কী অবস্থায় থাকবে? (জ্ঞান)
[ক] Landscape
[খ] Horizontal
✅ Potrait
[ঘ] Landrover

৩৭৯. ইলাস্ট্রেটরে Orientation-এর ডানদিকে দুটি মানুষের চিত্র রয়েছে। দ্বিতীয়টিতে ক্লিক করে সক্রিয় করে দিলে কাগজ কী অবস্থায় থাকবে? (জ্ঞান)
[ক] Potrait
✅ Landscape
[গ] Permeate
[ঘ] Landrover

৩৮০. ইলাস্ট্রেটরে Color Mode অংশে কয়টি অপশন পাওয়া যাবে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৩৮১. মুদ্রণের উদ্দেশ্যে ইলাস্ট্রেটর কাজ করার জন্য কোন মোডে কাজ করা উত্তম? (জ্ঞান)
[ক] RGB
[খ] GRB
✅ CMYK
[ঘ] YMCK

৩৮২. ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহারের জন্য ইলাস্ট্রেটরে কোন মোড ব্যবহার করা উত্তম? (জ্ঞান)
[ক] CMYK
[খ] YMCK
✅ RGB
[ঘ] GRB

৩৮৩. New ডায়ালগ বক্সের Name ফাইলের জন্য কোনো নাম টাইপ করা হলে মেনু বার-এর উপরে টাইটেল বার-এ এডোবি ইলাস্ট্রেটর এর কোনদিকে ঐ নাম দেখা যাবে? (জ্ঞান)
[ক] উপর
[খ] বাম
[গ] নিচ
✅ ডান

৩৮৪. New ডায়ালগ বক্সের Name ঘরে কোনো নাম টাইপ করা না হলে টাইটেল বার-এ এডোবি ইলাস্ট্রেটর এর ডানদিকে কী লেখা থাকবে? (জ্ঞান)
[ক] টাইটেলড
✅ আনটাইটেলড
[গ] Anoymous
[ঘ] indefinite

৩৮৫. ইলাস্ট্রেটরে কতগুলো ফাইলকে বিভিন্ন নামে অভিহিত করার পর যখন যে নামের ফাইল নিয়ে কাজ করা হয় তখন সেই ফাইলটির নাম কোন বার-এ অ্যাপ্লিকেশনের নামের ডানদিকে প্রদর্শিত হয়? (জ্ঞান)
[ক] মেনুবার
✅ টাইটেল বার
[গ] Anonymous
[ঘ] indefinite

৩৮৬. ইলাস্ট্রেটরে কোনটিতে ডিজাইন ড্রয়িংয়ের বিভিন্ন প্রকার টুল ও অপশন থাকে? (জ্ঞান)
[ক] Toolbox & Syestem
[খ] Toolbox & Layer
✅ Toolbox & Palette
[ঘ] Toolbox & items

৩৮৭. ইলাস্ট্রেটরে একই অবস্থানে থাকা একাধিক টুলের অবস্থানকে কী বলে? (জ্ঞান)
[ক] টুল বক্স
[খ] সিস্টেম টুল
[গ] প্যালেট টুল
✅ গ্রুপ টুল

৩৮৮. গ্রুপ টুলের সঙ্গে কোনমুখী ত্রিকোণ রয়েছে? (জ্ঞান)
[ক] ঊর্ধ্বমুখী
[খ] নিম্নমুখী
✅ ডানমুখী
[ঘ] বামমুখী

৩৮৯. টুলের সঙ্গে কোন চিহ্ন থাকলে বুঝতে হবে একই অবস্থানে আরও টুল রয়েছে? (জ্ঞান)
[ক] তীর
✅ ত্রিকোণ
[গ] T
[ঘ] চারকোণ

৩৯০. অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] ফিল
✅ স্ট্রোক
[গ] লাইন
[ঘ] ব্লেন্ড

৩৯১. অবজেক্টের ভেতরের অংশকে কী বলা হয়? (জ্ঞান)
✅ ফিল
[খ] স্ট্রোক
[গ] ব্লেন্ড
[ঘ] মধ্যবিন্দু

৩৯২. কীবোর্ডের কোন বোতামটি চাপ দিলে কালার প্যালেটটি পর্দায় উপস্থাপিত হবে? (জ্ঞান)
[ক] F4
[খ] F3
[গ] F2
✅ F6

৩৯৩. ফিল ও স্ট্রোক সোয়াচের ব্যবহার কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? (জ্ঞান)
✅ টুল প্যাটেল
[খ] কালার প্যাটেল
[গ] উইন্ডো প্যাটেল
[ঘ] সাইজ প্যাটেল

৩৯৪. ফিল ও স্ট্রোক সোয়াচের নিচের সারিতে কয়টি আইকন রয়েছে? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৩৯৫. কালার আইকনে ক্লিক করলে কী হয়? (অনুধাবন)
✅ রঙের প্যালেট সক্রিয় হয়
[খ] গ্রেডিয়েন্ট প্যালেট সক্রিয় হয়
[গ] স্ট্রোকের রং নিষ্ক্রিয় হয়
[ঘ] ফিল রং পূর্ণ হয়

৩৯৬. ইলাস্ট্রেটরের নান আইকনে ক্লিক করলে কী হয়? (অনুধাবন)
[ক] রঙের প্যালেট সক্রিয় হয়
[খ] গ্রেডিয়েন্ট প্যালেট সক্রিয় হয়
✅ স্ট্রোকের রং নিষ্ক্রিয় হয়
[ঘ] ফিল রং পূর্ণ হয়

৩৯৭. কালার আইকন ক্লিক করলে কিসের প্যালেট আসবে? (জ্ঞান)
✅ রঙের
[খ] গ্রেডিয়েন্ট
[গ] নান
[ঘ] ভিউ

৩৯৮. কোন আইকনটি ক্লিক করলে সিলেক্টেড অবজেক্টের ফিল বা স্ট্রোকের রং নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যায়? (জ্ঞান)
[ক] কালার
[খ] গ্রেডিয়েন্ট
✅ নান
[ঘ] ভিউ

৩৯৯. ইলাস্ট্রেটরে কাজ করার সময় পৃষ্ঠা বড় করে দেখাকে কী বলা হয়? (জ্ঞান)
✅ Zoom in
[খ] Zoom out
[গ] Zoom of
[ঘ] Zoom over

৪০০. ইলাস্ট্রেটরে কাজ করার সময় পৃষ্ঠা ছোট করে দেখাকে কী বলা হয়? (অনুধাবন)
[ক] Zoom in
✅ Zoom out
[গ] Zoom of
[ঘ] Zoom over

৪০১. কিসের সাহায্যে পর্দার উপর ক্লিক ও ড্র্যাগ করে বের হওয়া অংশ পর্দার ভেতর আনতে হবে? (জ্ঞান)
[ক] Zoom in
[খ] Zoom for
[গ] Zoom for
✅ Hand Tool

৪০২. কীবোর্ডের কোথায় চাপ দিলে জুম টুলটি, জুম আউট টুলে পরিণত হবে? (অনুধাবন)
[ক] Ctrl
✅ Alt
[গ] F6
[ঘ] F2

৪০৩. Ctrl বোতাম চেপে রেখে কোন বোতামে চাপ দিলে জুম এর কাজ সম্পন্ন হবে? (প্রয়োগ)
✅ হাইফেন
[খ] সমান
[গ] কমা
[ঘ] সেমিকোলন

৪০৪. Ctrl বোতাম চেপে রেখে সমান সমান বোতামে চাপ দিলে কোন কাজ সম্পন্ন হবে? (জ্ঞান)
[ক] Zoom Out
[খ] Zoom Tool
✅ Zoom In
[ঘ] Hand For

৪০৫. অবজেক্ট প্রকৃতরূপে প্রদর্শিত হয় কোন মোডে? (জ্ঞান)
[ক] Underprint Preview মোডে
[খ] Select print Preview মোডে
✅ Pixel Preview মোডে
[ঘ] small print Preview মোডে

৪০৬. কোন মোডে প্রদর্শিত রূপ মুদ্রিত হয়? (জ্ঞান)
[ক] Pixel Preview
✅ Overprint preview
[গ] Preview
[ঘ] Backspace Preview

৪০৭. কীবোর্ডের কোন বোতাম চেপে রেখে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টের প্রান্ত রেখার উপর ক্লিক করলে সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট হবে? (জ্ঞান)
[ক] Ctrl
[খ] F6
✅ Alt
[ঘ] Paste

৪০৮. Edit মেনু থেকে কোন কমান্ড সিলেক্ট করলে অবজেক্টটি ক্লিপবোর্ড নামক অস্থায়ী স্মৃতিতে চলে যায়? (জ্ঞান)
[ক] Paste
✅ Cut
[গ] Alt
[ঘ] Ctrl

৪০৯. অবজেক্টের প্রান্তরেখা বা রেখাংশ মুছে যাবে কোন বোতাম চাপলে? (জ্ঞান)
✅ ডিলিট
[খ] ইনসার্ট
[গ] হোম
[ঘ] এন্ড

৪১০. অবজেক্টটি একেবারে মুছে যাবে কোন বোতাম চাপলে? (জ্ঞান)
[ক] ইনসার্ট
✅ ব্যাকস্পেস
[গ] হোম
[ঘ] ইন্ড

৪১১. অবজেক্টের প্রান্তরেখা বা বর্ডার রেখাকে কী বলে? (জ্ঞান)
✅ Path
[খ] Segment
[গ] paste
[ঘ] Ctrl

৪১২. অবজেক্টের প্রান্তরেখা মূলত কিসের সমন্বয়ে গঠিত? (জ্ঞান)
[ক] স্ট্রোক
[খ] সোয়াস
[গ] প্যালেট
✅ সেগমেন্ট

৪১৩. সিলেকশন টুলকে কী বলে উল্লেখ করা হয়? (জ্ঞান)
✅ কালো তীর
[খ] লাল তীর
[গ] নীল তীর
[ঘ] তীর

৪১৪. সিলেকশন টুল ব্যবহার করা হয় কেন? (প্রয়োগ)
[ক] অবজেক্ট দেখার জন্য
[খ] অবজেক্ট ডিটেক্ট করার জন্য
✅ অবজেক্ট সিলেক্ট করার জন্য
[ঘ] অবজেক্ট উধাও করার জন্য

৪১৫. কোনো অবজেক্ট সিলেক্ট করলে বক্সের চার কোণে এবং চার বাহুতে চারটি কী দেখা যায়? (জ্ঞান)
✅ রিসাইজ বক্স
[খ] ত্রিভুজ বক্স
[গ] বৃত্ত
[ঘ] সামান্তরিক

৪১৬. কোনো অবজেক্ট সিলেক্ট করলে বক্সের চার কোণে চারটি এবং চার বাহুতে চারটি কী দেখা যায়? (জ্ঞান)
[ক] বড় বড় ত্রিভুজ
✅ ক্ষুদ্র ফাঁপা বক্স
[গ] বড় ফাঁপা বক্স
[ঘ] ক্ষুদ্র ভরাট বক্স

৪১৭. সিলেকশন টুলের ডান পাশের সাদা টুলটি কী? (জ্ঞান)
[ক] অ্যাঙ্কর টুল
[খ] রিসাইজ টুল
✅ ডাইরেক্ট সিলেকশন টুল
[ঘ] পেন টুল

৪১৮. কীবোর্ডের কোন বোতাম চেপে রেখে ড্র্যাগ করলে অবজেক্ট আনুপাতিক হারে ছোট বড় হয়? (জ্ঞান)
[ক] Ctrl
[খ] Alt
✅ Shift
[ঘ] Cut

৪১৯. সবগুলো অবজেক্ট সিলেক্টেড থাকা অবস্থায় অবজেক্টটির চারদিক দিয়ে কয়টি বাউন্ডারি বক্স থাকবে? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

৪২০. অবজেক্ট মেনু থেকে কোন কমান্ড দিলে সিলেক্টেড অবজেক্টগুলো গ্রæপবদ্ধ হয়ে যাবে? (জ্ঞান)
[ক] Ungroup
✅ Group
[গ] Lock
[ঘ] Select

৪২১. Object মেনু থেকে কোন কমাণ্ড দিলে গ্রæপবদ্ধ অবজেক্টগুলো গ্রæপমুক্ত হবে? (জ্ঞান)
[ক] Group
✅ Ungroup
[গ] Delete
[ঘ] Select

৪২২. লক করা অবজেক্ট, লকমুক্ত করার জন্য মেনুর কোন কমান্ড দিতে হয়? (জ্ঞান)
[ক] Lock all
✅ Unlock all
[গ] Group all
[ঘ] Ungroup All

৪২৩. অবজেক্ট সিলেক্ট করার পর এডিট মেনুর কাট কমান্ড দিলে অবজেক্টটি কী হয়? (অনুধাবন)
✅ অদৃশ্য হয়ে যায়
[খ] কপি হয়
[গ] ঠিক জায়গা থাকে
[ঘ] বাদ হয়ে যায়

৪২৪. কাট ও কপি করা কোন অবজেক্ট কম্পিউটারের কোথায় জমা থাকে? (জ্ঞান)
[ক] এন্টি বোর্ডে
✅ ক্লিপ বোর্ডে
[গ] ড্র্যাগ বক্সে
[ঘ] গ্রæপ বক্সে

৪২৫. এডিট মেনু থেকে কোথায় কমান্ড করলে অবজেক্ট পর্দায় স্থাপিত হয়? (জ্ঞান)
[ক] Cut
[খ] Copy
✅ Paste
[ঘ] View

৪২৬. কীবোর্ডের কোন বোতাম চেপে রেখে কোন অবজেক্ট ড্র্যাগ করলে ওই অবজেক্টের হুবহু কপি তৈরি হয়ে স্থানান্তরিত হয়? (জ্ঞান)
[ক] Cut
✅ Alt
[গ] Paste
[ঘ] Select

৪২৭. এডিট মেনুর কোন কমান্ড দিলে কপি করা অবজেক্ট উক্ত অবজেক্টের ঠিক উপর স্থাপিত হয়? (প্রয়োগ)
✅ Paste in Front
[খ] Paste in Back
[গ] Paste in view
[ঘ] Paste in Select

৪২৮. এডিট মেনুর কোন কমান্ড দিলে কপি করা অবজেক্ট উক্ত অবজেক্টের ঠিক পেছনে স্থাপিত হয়? (প্রয়োগ)
[ক] Paste in Front
✅ Paste in Back
[গ] Paste in view
[ঘ] Paste in Select

৪২৯. লেয়ার শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] ভাগ
✅ স্তর
[গ] অংশ
[ঘ] উপাদান

৪৩০. তিনটি কাচের উপর বা অন্যান স্বচ্ছ মাধ্যমে তিনটি অবজেক্ট বা ছবি তৈরি করে একটির উপর একটি স্থান করলে কয়টি অবজেক্ট দেখা যাবে? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

৪৩১. পর্দায় লেয়ার প্যালেট দেখা না গেলে কোন মেনু থেকে লেয়ার কমান্ড দিলে পর্দায় লেয়ার প্যালেট উপস্থাপিত হবে? (জ্ঞান)
[ক] Create new layer
[খ] Open
✅ Window
[ঘ] Ok

৪৩২. লেয়ার প্যালেটের কোন মেনু থেকে Delete কমান্ড দিলে সিলেক্ট করা লেয়ারটি বাতিল হয়ে যাবে? (জ্ঞান)
[ক] Window
[খ] Objcet
✅ Pop-up
[ঘ] Create up

৪৩৩. আর্টওয়ার্ক বা অবজেক্টবিশিষ্ট লেয়ার বাতিল করার প্রক্রিয়ার সতর্কতামূলক বার্তাটি কী? (অনুধাবন)
[ক] “লেয়ারটি বাতিল করতে চান”
✅ “লেয়ারটি বাতিল করতে চান কিনা”
[গ] “লেয়ারটি বাতিল করা যাবে না”
[ঘ] “লেয়ারটি বাতিল করতে হবে”

৪৩৪. অবজেক্ট তৈরির পর প্রয়োজন অনুযায়ী কী প্রয়োগ করতে হয়? (জ্ঞান)
✅ রং
[খ] লেয়ার
[গ] সোয়ান
[ঘ] অ্যাংকর

৪৩৫. পর্দায় কালার প্যালেট দেখা না গেলে Window মেনুর কোন কমান্ড দিলে পর্দায় কালার প্যালেট আসবে? (জ্ঞান)
[ক] Style
✅ Color
[গ] Swatches
[ঘ] Width

৪৩৬. Grayscale রঙের মডেলে কাজ করলে কালার স্লাইডার থাকে কয়টি? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

৪৩৭. RGB মোডে কাজ করলে কালার স্লাইডার কয়টি থাকে? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

৪৩৮. CMYK মোডে কাজ করলে কালার স্লাইডার কয়টি থাকে? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
[গ] ৩
✅ ৪

৪৩৯. অবজেক্টের প্রান্তরেখা বা লাইন বা বর্ডারকে কী বলা হয়? (জ্ঞান)
✅ পাথ
[খ] বর্ডার
[গ] সোয়াস
[ঘ] স্ট্রোক

৪৪০. পাথ বা রেখা মোটা চিকন করার পরিমাপকে কী হিসেবে উল্লেখ করা হয়? (জ্ঞান)
✅ স্ট্রোক
[খ] ফিল
[গ] ফিল্ড
[ঘ] সোয়াস

৪৪১. স্ট্রোক মোটা চিকন করা হয় কিসের সাহায্যে? (জ্ঞান)
[ক] ফিল প্যালেট
[খ] সোয়াস প্যালেট
[গ] ফিল্ড প্যালেট
✅ স্ট্রোক প্যালেট

৪৪২. ইলাস্ট্রেটরে রেখার সরু বা মোটার পরিমাণ নির্ধারণের জন্য ০ থেকে কত পয়েন্ট পর্যন্ত ব্যবহার করা যায়? (জ্ঞান)
[ক] ১০
[খ] ১০০
✅ ১০০০
[ঘ] ১০,০০০

৪৪৩. ইলাস্ট্রেটর জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ কী? (জ্ঞান)
[ক] স্ট্রোক টুল ব্যবহার
[খ] পেন্সিল টুল ব্যবহার
✅ পেন টুল ব্যবহার
[ঘ] ফিল টুল ব্যবহার

৪৪৪. একটি সরল পাথ বা রেখার দুই প্রান্তে কী থাকে? (জ্ঞান)
ক পিকা পয়েন্ট
✅ অ্যাংকর পয়েন্ট
[গ] পিক্সেল পয়েন্ট
[ঘ] নরমাল পয়েন্ট

৪৪৫. একটি সরল পাথ বা রেখার দুই প্রান্তে কয়টি অ্যাংকর পয়েন্ট থাকে? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

৪৪৬. প্রথম অ্যাংকর পয়েন্টকে কী বলা হয়? (জ্ঞান)
✅ Starting Point
[খ] End Point
[গ] Middle Point
[ঘ] Hearing Point

৪৪৭. বক্সপাথ বা বক্সরেখা-এর অ্যাংকর পয়েন্টগুলোর সাথে কী থাকে? (জ্ঞান)
✅ কন্ট্রোল হ্যান্ডেল
[খ] কন্ট্রোল বক্স
[গ] কন্ট্রোল পাথ
[ঘ] কন্ট্রোল পয়েন্ট

৪৪৮. কন্ট্রোল হ্যান্ডেলের বাইরের প্রান্তে কী থাকে? (জ্ঞান)
[ক] কন্ট্রোল হ্যান্ডেল
[খ] কন্ট্রোল বক্স
[গ] কন্ট্রোল পাথ
✅ কন্ট্রোল পয়েন্ট

৪৪৯. কন্ট্রোল হ্যান্ডেলের বাইরের প্রান্তে বা মাথায় অবস্থিত কন্ট্রোল পয়েন্ট এ ক্লিক করে রেখার কী নিয়ন্ত্রণ করা যায়? (জ্ঞান)
[ক] পাথ
[খ] সরলতা
✅ বক্রতা
[ঘ] প্যাঁচানো

৪৫০. পেন টুলের আরেক রূপ কী? (জ্ঞান)
✅ পেন্সিল টুল
[খ] ফিল টুল
[গ] স্ট্রোক টুল
[ঘ] ফিল্ড টুল

৪৫১. কোনটি ভেক্টর অবজেক্ট তৈরির প্রধানতম টুল? (জ্ঞান)
[ক] পেন্সিল টুল
[খ] ফিল টুল
[গ] স্ট্রোক টুল
✅ পেন টুল

৪৫২. পেন টুলের সাহায্যে যেকোনো আকৃতির সূক্ষাতিসূক্ষ পাথের সাহায্যে কী ধরনের অবজেক্ট তৈরি করা যায়? (অনুধাবন)
[ক] একই রকম
[খ] ত্রæটিপূর্ণ
✅ নিখুঁত
[ঘ] প্রয়োজন অনুযায়ী

৪৫৩. কোন টুলের সাহায্যে সবচেয়ে সহজ উপায়ে পাথ তৈরি করা যায়? (জ্ঞান)
[ক] ব্লেন্ড
[খ] ফিল্ড টুল
✅ পেন্সিল টুল
[ঘ] অটো টুল

৪৫৪. সোজা পাথের উপর যোগ করা নতুন অ্যাংকর পয়েন্ট কী হবে? (জ্ঞান)
[ক] স্মুথ অ্যাংকর পয়েন্ট
[খ] ফিল্ড অ্যাংকর পয়েন্ট
[গ] স্ট্রোক অ্যাংকর পয়েন্ট
✅ স্ট্রেইট কর্নার অ্যাংকর পয়েন্ট

৪৫৫. বক্র পাথের উপর যোগ করা অ্যাংকর পয়েন্ট কী হবে? (জ্ঞান)
[ক] স্ট্রেইট অ্যাংকর পয়েন্ট
[খ] স্ট্রোক অ্যাংকর পয়েন্ট
✅ স্মুথ অ্যাংকর পয়েন্ট
[ঘ] ফিল্ড অ্যাংকর পয়েন্ট

৪৫৬. ইলাস্ট্রেটরে লেখালেখি বা টাইপের কাজ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] Handle Tool
✅ Type Tool
[গ] Text Tool
[ঘ] Path Tool

৪৫৭. ইলাস্ট্রেটরে কত প্রকারের টাইপ টুল রয়েছে? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
✅ ৬

৪৫৮. টাইপ টুলের সাহায্যে কতভাবে লেখা বিন্যাসের কাজ করতে হয়? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

৪৫৯. কোন পদ্ধতিতে টাইপ করার নিয়ম খুবই সহজ? (জ্ঞান)
✅ Point Text
[খ] State Text
[গ] Under Text
[ঘ] Base Text

৪৬০. Character প্যালেট কেমন থাকা যায় যখন প্রয়োজন তখনই ব্যবহার করা যাবে? (জ্ঞান)
[ক] সংযুক্ত
✅ ভাসমান
[গ] বিচ্ছিন্ন
[ঘ] সিলেক্টেড

৪৬১. কীবোর্ডের কোন বোতামে চাপ দিয়ে বিদ্যমান মাপসূচক সংখ্যা মুছে ফেলে নতুন মাপসূচক সংখ্যা টাইপ করতে হবে? (জ্ঞান)
[ক] Enter
✅ Backspace
[গ] Edit
[ঘ] Delete

৪৬২. ভার্টিক্যাল স্কেল ঘরের ডান দিকের ড্রপ ডাউন তীরে ক্লিক করে মাউসে চাপ রাখলে কিসের তালিকা পাওয়া যাবে? (প্রয়োগ)
[ক] মাপসূচক
[খ] চি‎হ্নসূচক
✅ সংখ্যাসূচক
[ঘ] আকৃতিসূচক

৪৬৩. অক্ষরের স্বাভাবিক মাপ কোনটি? (অনুধাবন)
[ক] ৫০%
[খ] ৮০%
[গ] ৯০%
✅ ১০০%

৪৬৪. ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে লেখা সিলেক্ট করা হলো। এতে লেখার নিচ দিয়ে যে লাইন দেখা যাবে তাকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] Font Line
✅ Base Line
[গ] Under Line
[ঘ] Start Line

৪৬৫. বেজ লাইন থেকে লেখার নিচের প্রান্ত উপরে তুলে নেওয়া বা নিচে নামিয়ে আনাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] Font Line Shift
✅ Base Line Shift
[গ] Under Line Shift
[ঘ] Start Line Shift

৪৬৬. Character প্যালেটের Set the baseline shift ঘরের ড্রপ ডাউন মেনু তালিকা থেকে কী সিলেক্ট বা টাইপ করে এর পরিমাণ নির্ধারণ করতে হয়? (জ্ঞান)
[ক] সংখ্যাসূচক সংখ্যা
[খ] আকৃতিসূচক সংখ্যা
[গ] অক্ষরসূচক সংখ্যা
✅ মাপসূচক সংখ্যা

৪৬৭. ঋণাত্মক সংখ্যা ব্যবহার করলে অক্ষর বেজলাইন থেকে কোথায় যায়? (জ্ঞান)
[ক] উপরে
[খ] মধ্যে
[গ] বামে
✅ নিচে

৪৬৮. ধনাত্মক সংখ্যা ব্যবহার করলে লেখা বেজলাইন থেকে কোথায় যায়? (জ্ঞান)
✅ উপরে
[খ] মধ্যে
[গ] ডানে
[ঘ] নিচে

৪৬৯. লাইনগুলোর মাঝখানে ফাঁকা জায়গাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] এরিয়া ট্রেক্সট
✅ লিডিং
[গ] মিডিল লাইন
[ঘ] এন্টার লাইন

৪৭০. সেট দি লিডিং ঘরের ঊর্ধ্বমুখী তীর বোতামে চাপ দিলে লিডিংয়ের পরিমাণ কী হবে? (জ্ঞান)
[ক] কমবে
✅ বাড়বে
[গ] কোনো পরিবর্তন হবে না
[ঘ] রং পরিবর্তন হবে

৪৭১. টাইপ টুল সিলেক্ট করে মাউস পয়েন্টার বদ্ধ পাথের উপর স্থাপন করলে টাইপ টুলটি কোন রূপ ধারণ করবে? (জ্ঞান)
[ক] এরিয়া টেক্সটের
✅ এরিয়া টাইপ টুলের
[গ] ট্রেক্সট বক্সের
[ঘ] আউট বক্সের

৪৭২. বর্গাকার বা আয়তাকার, বৃত্তকার বা ডিম্বাকার বা অন্য কোনো প্রকার বদ্ধ পাথের ভেতর টাইপ করা বা স্থাপিত লেখাকে কী বলা হয়? (জ্ঞান)
✅ এরিয়া টেক্সট
[খ] ট্রেক্সট বক্সের
[গ] ব্লক টেক্সট
[ঘ] বাউন্ডারি টেক্সট

৪৭৩. কী দিয়ে লেখায় ক্লিক করলে, বৃত্তের পাথ লেখার মধ্যে আই- বিম সিলেক্ট হবে? (জ্ঞান)
[ক] Type on a paht tool
[খ] None tool
[গ] Text Container Tool
✅ Direct selection tool

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৭৪. এডোবি ইলাস্ট্রেটর হচ্ছে-
i. ছবি আঁকার প্রোগ্রাম
ii. নকশা প্রণয়ন করার প্রোগ্রাম
iii. লোগো তৈরি করার প্রোগ্রাম

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭৫. এডোবি ইলাস্ট্রেটরে-
i. লোগো তৈরি করা যায়
ii. ছবি সম্পাদনার সুযোগ প্রায় নেই বললেই চলে
iii. প্রধান কাজই হচ্ছে অঙ্কন শিল্পের কাজ

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭৬. ইলাস্ট্রেটর ব্যবহৃত হচ্ছে-
i. আমন্ত্রণপত্র তৈরিতে
ii. বিভিন্ন আকারের পোস্টার তৈরিতে
iii. বিশাল আকারের ব্যানার তৈরিতে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭৭. ইলাস্ট্রেটরের চাহিদা বেশি-
i. কাজের সুবিধার জন্য
ii. কাজের বৈচিত্র্যের জন্য
iii. সহজ ব্যবহারের জন্য

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৭৮. টুলবক্সে একই অবস্থানে থাকে-
i. এলিপস
ii. পলিগোন
iii. স্টার

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭৯. ইলাস্ট্রেটরে নতুন ফাইল খোলার উদ্দেশ্যে New ডায়ালগ বক্স আসবে-
i. File মেনু থেকে New কমান্ড দিলে
ii. Ctrl বোতাম চেপে রেখে N বোতাম চাপ দিলে
iii. Shift + Alt চেপে রেখে N বোতাম চাপ দিলে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮০. সোয়াচ আইকনের সাহায্যে-
i. অবজেক্ট এবং অবজেক্টের প্রান্তে রং প্রয়োগ করা হয়
ii. অবজেক্ট প্রান্তে রং বাতিল করা হয়
iii. ছবির অবাঞ্ছিত অংশ কেটে ফেলা হয়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৮১. Color Spectrum Bar যে রঙের উপর ক্লিক করা হবে, অবজেক্টের-
i. স্ট্রোক সেই রঙে পূরণ হয়ে যাবে
ii. ভেতরের রং পরিবর্তিত হবে
iii. প্রান্তরেখা সেই রঙে পূরণ হয়ে যাবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮২. ফিল ও স্ট্রোক সোয়াচের নিচের সারির আইকন হচ্ছে-
i. কালার
ii. গ্রেডিয়েন্ট
iii. নান

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৮৩. অবজেক্ট প্রকৃতরূপে প্রদর্শিত হয়-
i. Pixel Preview
ii. Overprint Preview
iii. Preview

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮৪. অবজেক্টের প্রান্তরেখা গঠিত হয়-
i. একাধিক লাইনের সমন্বয়ে
ii. একাধিক রেখাংশের সমন্বয়ে
iii. একাধিক সেগমেন্টের সমন্বয়ে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮৫. ফিল সোয়াচে ক্লিক করলে-
i. ফিল সোয়াসটি সক্রিয় হবে
ii. ফিল সোয়াসটি উপরে অবস্থান করবে
iii. এ অবস্থায় ফিল ও স্ট্রোক এর কাজ করা যাবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮৬. ফিল সোয়াচটি সক্রিয় হলে-
i. Fill এর কাজ করা যাবে
ii. Stroke এ রং প্রয়োগ করা যাবে
iii. কোনো অবজেক্টকে রং দিয়ে পূরণ করা যাবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮৭. স্ট্রোক সোয়াচে ক্লিক করলে-
i. অবজেক্টকে রং দিয়ে পূরণ করা যাবে
ii. স্ট্রোক সোয়াচটি সক্রিয় হবে
iii. অবজেক্টের স্ট্রোকে রং প্রয়োগ করা যাবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮৮. অবজেক্টটি একেবারে মুছে যাবে-
i. ইনসার্ট বোতামে চাপলে
ii. ব্যাকস্পেস বোতামে চাপ দিলে
iii. ডিলিট বোতামে চাপ দিলে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮৯. সম্পূর্ণ অবজেক্ট বা অবজেক্টের অংশবিশেষ সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়-
i. সিলেকশন টুল
ii. ডাইরেক্ট সিলেকশন টুল
iii. গ্রæপ সিলেকশন টুল

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯০. সিলেকশন টুল দিয়ে কোনো অবজেক্ট সিলেক্ট করলে অবজেক্টের চারদিকে তৈরি হয়-
i. আয়তাকার বক্স
ii. বৃত্তাকার বক্স
iii. বাইন্ডিং বক্স

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯১. অবজেক্ট লক করার জন্য প্রয়োজন-
i. নির্দিষ্ট অবজেক্টটি সিলেক্ট করা
ii. Object মেনু থেকে Lock কমান্ড দেওয়া
iii. Object মেনু থেকে Save কমান্ড দেওয়া

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯২. স্তর বা লেয়ারকে তুলনা করা যায়-
i. স্বচ্ছ কাচের সঙ্গে
ii. পলিথিনের সঙ্গে
iii. বইয়ের সঙ্গে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯৩. লেয়ার পদ্ধতিতে কাজ করার সুবিধা হলো-
i. স্তরবিন্যাস পরিবর্তন করা
ii. অবজেক্ট অদৃশ্য করে রাখা
iii. লেয়ার লক করে রাখা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯৪. অবজেক্টে রং প্রয়োগ করার জন্য ব্যবহার করা হয়-
i. কালার প্যালেট
ii. কালার বার
iii. কালার পেকট্রাম

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯৫. স্ট্রোক নিয়ন্ত্রণের কাজ করা যায়-
i. বদ্ধপাথবিশিষ্ট অবজেক্টে
ii. মুক্ত পাথবিশিষ্ট অবজেক্টে
iii. আঁকাবাঁকা লাইন রেখাতে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯৬. স্ট্রোক নিয়ন্ত্রণ করার অর্থ হচ্ছে
i. রং প্রয়োগ করা
ii. রেখাকে মোটা চিকন করা
iii. স্ট্রোক প্যালেট সিলেক্ট করা

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯৭. মুদ্রণে আসে না-
i. অ্যাংকর পয়েন্ট
ii. কন্ট্রোল হ্যান্ডেল
iii. কন্ট্রোল পয়েন্ট

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯৮. পেন টুলের সাহায্যে-
i. সূক্ষ ও জটিল ডিজাইন তৈরি করা যায়
ii. সম্পাদনার কাজ করা যায়
iii. মানসূচক সংখ্যা টাইপ করা যায়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯৯. ইলাস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে লেখা বিন্যাস করার পদ্ধতি হলো-
র. পয়েন্ট টেক্সট
ii. এরিয়া টেক্সট
iii. পাথ টেক্সট

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০০. পেন টুল দিয়ে পাথ তৈরি করা যায়-
i. ড্র্যাগ করে
ii. ক্লিক করে
iii. ফিল্ড করে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫০১. Point Text পদ্ধতিতে টাইপ করার জন্য-
i. টুলবক্স থেকে টাইপ টুল সিলেক্ট করতে হবে
ii. পর্দায় যেকোনো ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে
ররর. বাংলা টাইপ করার জন্য কীবোর্ডকে বাংলা কীবোর্ডে রূপান্তরিত করতে হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০২. লেখা সম্পাদনার প্রয়োজনীয় কমান্ডগুলো পাওয়া যায়-
i. Type মেনুতে
ii. Character প্যালেটে
iii. Font মেনুতে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫০৩. অক্ষরে রং পরিবর্তন করার জন্য-
i. প্রয়োজনীয় অক্ষরটি সিলেক্ট করতে হবে
ii. কালার প্যালেট বার-এ ক্লিক করতে হবে
iii. কালার প্যালেট বার-এ যেকোনো Color সিলেক্ট করতে হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০৪. ইলাস্ট্রেটর ফাইলের অক্ষর মুছে ফেলার জন্য-
i. মুছে ফেলা অক্ষরটুকু সিলেক্ট করতে হবে
ii. অক্ষরটুকু সিলেক্টেড থাকা অবস্থায় Backspace বোতামে চাপ দিতে হবে
ররর. কালার প্যালেট বার-এ সিলেক্ট করতে হবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫০৫. পাথের অ্যাংকর পয়েন্টের উপর ক্লিক করলে বদ্ধ পাথের ভেতরে ইনসার্সন পয়েন্টার বসে যাবে এবং বদ্ধ পাথটি ব্যবহৃত হবে-
i. Area Text হিসেবে
ii. Text Box হিসেবে
iii. Text Container হিসেবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০৬. ইলাস্ট্রেটরের পাথ টাইপ টুলের সাহায্যে বদ্ধ পাথের যেসব দিকে টাইপের কাজ করা যায়-
i. বাইরের দিকে
ii. নিচের দিকে
iii. ভেতর দিকে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫০৭. ইলাস্ট্রেটরের টাইপ টুলের সাহায্যে মুক্ত পাথের যেসব দিকে টাইপের কাজ করা যায়-
i. উপরের দিকে
ii. নিচের দিকে
iii. ভেতর দিকে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫০৮. মুক্ত পাথ বা রেখা তৈরি করা যায়-
i. পেন্সিল টুলের সাহায্যে
ii. পেন টুলের সাহায্যে
iii. এক্সেল টুলের সাহায্যে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫০৯. লেখা গ্রাফিক্সে পরিণত হলে-
i. অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করা যাবে
ii. রং আরোপ করা যাবে
iii. গ্রেডিয়েন্ট প্রয়োগ করা যাবে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫১০. সিলেক্টেড ছবিতে রিসাইজ বক্স থাকে-
i. চার কোণে চারটি
ii. চার বাহুতে চারটি
iii. চার ছবির নিচে চারটি

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫১১ ও ৫১২ নং প্রশ্নের উত্তর দাও :
Adobe Illustrator [Raihan-1 @ 80 (RGB)/ Previous]

৫১১. অনুচ্ছেদে উল্লিখিত জধরযধহ-১ কী? (প্রয়োগ)
[ক] অ্যাপ্লিকেশন নাম
✅ ফাইল নাম
[গ] পিক্সেল
[ঘ] কোম্পানি নাম

৫১২. অনুচ্ছেদে উল্লিখিত @ 80 (RGB)/ Previous) হচ্ছে-
i. পর্দার দৃশ্যমান এলাকার আকার
ii. পর্দায় ব্যবহৃত কালার মোড
iii. কোম্পানির ঠিকানা

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫১৩ ও ৫১৪ নং প্রশ্নের উত্তর দাও :
সুবীর একজন কম্পিউটার অপারেটর। সে মুদ্রণের উদ্দেশ্যে ইলাস্ট্রেটরের একটি ফাইলে কাজ করছে। সে ফাইলটি Orientation এবং Color মোড ঠিক করে নিল। Orientation-এর ক্ষেত্রে সে প্রথমে মানুষের চিত্রে ক্লিক করল।

৫১৩. ইলাস্ট্রেটরে ফাইলটি কিরূপ অবস্থায় থাকবে? (প্রয়োগ)
[ক] আড়াআড়ি
✅ খাড়াখাড়ি
[গ] Landscape
[ঘ] 45° কোণে

৫১৪. কোন মোডে তাকে কাজ করতে হবে? (প্রয়োগ)
[ক] RGB
[খ] YMCK
✅ CMYK
[ঘ] BRG

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫১৫ ও ৫১৬ নং প্রশ্নের উত্তর দাও :
বাবু দশম শ্রেণির ছাত্র। সে টেক্সটবই থেকে এডোবি ইলাস্ট্রেটরে কাজ করার পদ্ধতি শিখছে। সে জানতে পারল যে, ফিল ও স্ট্রোক সোয়াচের নিচের সারিতে বেশ কয়েকটি আইকন রয়েছে।

৫১৫. উক্ত আইকনের সংখ্যা কয়টি? (প্রয়োগ)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৫১৬. প্রথম আইকনটি ক্লিক করলে কী হবে? (প্রয়োগ)
✅ কালার প্যালেট সক্রিয় হয়
[খ] গ্রেডিয়েন্ট প্যালেট সক্রিয় হয়
[গ] অবজেক্টের স্ট্রোকের রং বাতিল হয়
[ঘ] অবজেক্টের ফিলের রং বাতিল হয়

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫১৭ ও ৫১৮ নং প্রশ্নের উত্তর দাও :
হাসিন ইলাস্ট্রেটরে কাজ করছিল। সেখানে তার কিছু লেখা বৃত্তাকারে লেখার প্রয়োজন হলো।

৫১৭. উক্ত প্রক্রিয়ায় লিখতে হাসিন কোন টুলটি ব্যবহার করবে? (প্রয়োগ)
✅ পাথ টাইপ টুল
[খ] পেন্সিল টুল
[গ] সিলেকশন টুল
[ঘ] হ্যান্ড টুল

৫১৮. হাসিন তার লেখাকে আরও যেভাবে উপস্থাপন করতে পারবে-
i. বর্গাকারে
ii. ডিম্বাকারে
iii. মুক্ত পাথে

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫১৯. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য আদান-প্রদানের প্রয়োজনীয়তা অত্যধিক গুরুত্ব লাভ করেছে-
i. গবেষকদের মধ্যে
ii. শিক্ষাবিদদের মধ্যে
iii. সমাজকর্মীদের মধ্যে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫২০. লেয়ার দ্বারা -
i. ছবি সম্পাদনার কাজ করা হয়
ii. অবজেক্ট তৈরির কাজ করা হয়
iii. ছবির গুণাগুণ বিচার করা হয়

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২১. মুদ্রণে আসে না-
i. অ্যাংকর পয়েন্ট
ii. কন্ট্রোল হ্যান্ডেল
iii. কন্ট্রোল পয়েন্ট

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নবম-দশম শ্রেণির আইসিটি mcq | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫২২ ও ৫২৩ নং প্রশ্নের উত্তর দাও :
গ্রাফিক্স ডিজাইনার। আবেদ আলী তার কাজে বিশেষ যে যন্ত্র ব্যবহার করেন। তা দিয়ে টাইপরাইটার ও ফটোটাইপসেটারের যাবতীয় কাজ সম্পাদন করতে পারেন।

৫২২. আবেদ আলী তার কাজে কোন যন্ত্রটি ব্যবহার করেন? (প্রয়োগ)
[ক] কার্ড রিডার
✅ কম্পিউটার
[গ] ইকুয়ালাইজার
[ঘ] লেজার সেন্সর

৫২৩. উক্ত যন্ত্রটি ব্যবহার করে সারা দুনিয়াতে এখন-
i. টেক্সটের যাবতীয় কাজ হয়ে থাকে
ii. হ্যান্ড পেইন্টিং-এর যাবতীয় কাজ করা হয়
iii. অডিও রেকর্ড ও সম্পাদনার কাজ করা হয়

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫২৪ ও ৫২৫ নং প্রশ্নের উত্তর দাও :
রোকন কম্পিউটারে আঁকা, নকশা প্রণয়ন করা, লোগো তৈরি করা এবং অন্যান্য ডিজাইন তৈরি করে থাকে।

৫২৪. রোকন কোন প্রোগ্রাম ব্যবহার করে? (প্রয়োগ)
[ক] ফটোশপ
[খ] বেসিক
✅ ইলাস্ট্রেটর
[ঘ] পাওয়ার পয়েন্ট

৫২৫. উক্ত প্রোগ্রামটি কোন কোম্পানি প্রণয়ন করেছে? (উচ্চতর দক্ষতা)
[ক] Apple
✅ Adobe
[গ] Microsoft
[ঘ] Google
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide