৯ম-১০ম শ্রেণির আইসিটি গাইড
এবং এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-০১
Class 9-10 ict Guide and SSC Exam Preparation
Information and Communication Technology Chapter-01
ICT MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
[ক] ১৮৩৩
[খ] ১৮৪২
[গ] ১৯৫৩
✅ ১৯৯১
২. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
✅ চার্লস ব্যাবেজ
[খ] অ্যাডা লাভলেস
[গ] জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
[ঘ] জগদীশ চন্দ্র বসু
৩. ফেসবুকের নির্মাতা কে?
[ক] স্টিভ জবস
[খ] বিল গেটস
✅ মার্ক জুকারবার্গ
[ঘ] টিম বার্নার্স লি
৪. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে-
i. স্বল্পসময়ে সরকারি সেবা পাওয়া যাবে
ii. সরকারি সেবার মান উন্নত হবে
iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সুমন সেন্টমার্টিন বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন।
৫. স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো-
i. টেলিমেডিসিন সেবা
ii. ই-স্বাস্থ্যসেবা
iii. ই-কমার্স সেবা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬. সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?
✅ আইসিটি
[খ] টেলিভিশন
[গ] রোবট
[ঘ] কম্পিউটার
অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - পৃষ্ঠা : ২ ও ৩
নবম-দশম শ্রেণির আইসিটি mcq | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯. একুশ শতকে এসে কিসের ধারণা পুরোপুরি পাল্টে গেছে? (জ্ঞান)
[ক] তথ্যের
✅ সম্পদের
[গ] অর্থনীতির
[ঘ] সৃজনশীলতার
১০. একুশ শতকের সম্পদ কী? (জ্ঞান)
[ক] অর্থ
[খ] যন্ত্র
✅ জ্ঞান
[ঘ] শিল্প
১১. বর্তমান সময়ে পৃথিবীর সম্পদ কী? (জ্ঞান)
✅ সাধারণ মানুষ
[খ] সৃজনশীল মানুষ
[গ] প্রতিভাবান মানুষ
[ঘ] প্রতিবন্ধী মানুষ
১২. কোন নতুন ধারণাটি সারা পৃথিবীর মানুষের চিন্তা-ভাবনার জগৎটাকে পাল্টে দিয়েছে? (অনুধাবন)
[ক] বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে শিল্প
✅ বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ
[গ] বর্তমান পৃথিবীর অর্থনীতি পুরোপুরি যন্ত্র নির্ভর
[ঘ] বর্তমান পৃথিবীর ভৌগোলিক সীমানা বৃদ্ধি সম্ভব
১৩. একুশ শতকের পৃথিবী কোনটির ওপর নির্ভর করে দাঁড়াতে শুরু করেছে? (অনুধাবন)
[ক] যন্ত্রভিত্তিক
✅ জ্ঞানভিত্তিক অর্থনীতি
[গ] বিশ্বায়নের ধারণা
[ঘ] আন্তর্জাতিকতার ধারণা
১৪. Globalization ও Internationalization ত্বরান্বিত হওয়ার পেছনের কারণটি কী? (উচ্চতর দক্ষতা)
[ক] বিশ্লেষণী চিন্তন দক্ষতা
[খ] সমস্যা সমাধানে পারদর্শিতা
✅ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
[ঘ] পারস্পরিক সহযোগিতা মনোভাব
১৫. কোনটির কারণে দেশের সীমানা এখন নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে? (জ্ঞান)
[ক] শিল্প বিপ্লব
✅ বিশ্বায়ন
[গ] আন্তর্জাতিকতা
[ঘ] জ্ঞানভিত্তিক অর্থনীতি
১৬. নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? (জ্ঞান)
[ক] বিশ্বায়ন
✅ আন্তর্জাতিকতা
[গ] যোগাযোগ দক্ষতা
[ঘ] প্রয়োজনীয় দক্ষতা
১৭. পৃথিবীর মানুষকে এক সময় বেঁচে থাকার জন্য কিসের ওপর নির্ভর করতে হতো? (জ্ঞান)
✅ প্রকৃতির অনুকম্পা
[খ] প্রকৃতির উদাসীনতা
[গ] বিজ্ঞানের দান
[ঘ] নিজ শারীরিক সক্ষমতা
১৮. মানুষ কীভাবে প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে? (অনুধাবন)
[ক] বিশ্বায়নের মাধ্যমে
[খ] পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে
✅ যন্ত্র আবিষ্কারের মাধ্যমে
[ঘ] প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে
১৯. কখন শিল্প বিপ্লব সংঘটিত হয়? (জ্ঞান)
[ক] ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দীতে
[খ] সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে
✅ অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
[ঘ] ঊনবিংশ থেকে বিংশ শতাব্দীতে
২০. একুশ শতকে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে? (জ্ঞান)
[ক] শিল্পভিত্তিক
[খ] যন্ত্রভিত্তিক
[গ] কৃষিভিত্তিক
✅ জ্ঞানভিত্তিক
২১. একুশ শতকে কারা পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে? (জ্ঞান)
[ক] যারা তথ্যপ্রযুক্তিতে পারদর্শী
[খ] যারা শিল্প বিপ্লবে অংশ নিবে
✅ যারা প্রযুক্তিভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশ নিবে
[ঘ] যারা প্রযুক্তিভিত্তিক দেশ গঠনের বিপ্লবে অংশ নিবে
২২. জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশ নিতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] শক্তিশালী যন্ত্র
✅ বিশেষ ধরনের প্রস্তুতি
[গ] প্রকৃতির অনুকম্পা
[ঘ] চ্যালেঞ্জ গ্রহণের দক্ষতা
২৩. বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হিসেবে সবচেয়ে দ্রুত স্থান করে নিচ্ছে? (অনুধাবন)
[ক] সুনাগরিকত্ব
[খ] বিশ্লেষণী চিন্তন দক্ষতা
[গ] পারস্পরিক সহযোগিতার মনোভাব
✅ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা
২৪. শাওন একুশ শতকের একজন সাধারণ কিশোর। বর্তমানে টিকে থাকার জন্য তাকে কী জানতে হবে? (প্রয়োগ)
[ক] বিশ্বায়নের শর্ত
[খ] আন্তর্জাতিকতার প্রয়োজনীয়তা
✅ আইসিটির প্রাথমিক বিষয়
[ঘ] সুনাগরিকত্ব অর্জনের উপায়
২৫. সংগৃহীত তথ্য বিশ্লেষণ, সংযোজন ও মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে হলে প্রথমে কী শিখতে হবে? (প্রয়োগ)
[ক] প্রকৃতিকে নিয়ন্ত্রণে আনার কৌশল
[খ] শিল্প বিপ্লবে জয়ী হওয়ার কৌশল
[গ] যোগাযোগ সমস্যা সমাধানের কৌশল
✅ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কৌশল
২৬. একুশ শতকে চ্যালেঞ্জের মোকাবিলায় কোন ধরনের দক্ষতা অর্জন করা অপরিহার্য? (উচ্চতর দক্ষতা)
[ক] সৃজনশীলতা
✅ আইসিটিতে পারদর্শিতা
[গ] বিশ্লেষণী চিন্তন দক্ষতা
[ঘ] পাস্পরিক সহযোগিতার মনোভাব
২৭. রাকিব নবম শ্রেণিতে পড়ে। তার পাঠ্যসূচির কোন বিষয়টি তাকে একুশ শতকের দক্ষ নাগরিক হতে প্রাথমিক দিকনির্দেশনা দিবে? (প্রয়োগ)
[ক] গণিত
[খ] বিজ্ঞান
✅ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
[ঘ] বাংলাদেশ ও বিশ্বপরিচয়
২৮. শিক্ষার্থীদের একুশ শতকের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি কিরূপ ভূমিকা রাখবে? (অনুধাবন)
✅ যত সামান্য
[খ] অপরিসীম
[গ] অত্যন্ত গুরুত্বপূর্ণ
[ঘ] সর্বাধিক গুরুত্বপূর্ণ
২৯. তথ্য প্রযুক্তির এই বইটি কোন শতকের দক্ষ নাগরিক হওয়ার প্রাথমিক দিক নির্দেশনা দিবে?
[বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়][ক] উনিশ শতক
[খ] বিশ শতক
✅ একুশ শতক
[ঘ] বাইশ শতক
নবম-দশম শ্রেণির আইসিটি mcq | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩০. একুশ শতকে এসে-
i. সম্পদের ধারণা পুরোপুরি পাল্টে গেছে
ii. মানুষের চিন্তাভাবনার জগৎ পাল্টে গেছে
iii. পৃথিবী জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩১. সাধারণ মানুষকে বর্তমান পৃথিবীর সম্পদ হিসেবে মেনে নেয়ার কারণ-
i. মানুষই জ্ঞান সৃষ্টি করতে পারে
ii. মানুষই জ্ঞান ধারণ করতে পারে
iii. মানুষই জ্ঞান ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২. যে বিষয়গুলো ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান রয়েছে-
i. Globalization
ii. Internationalization
iii. Critical Thinking
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৩. তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন ও মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে হলে-
i. আইসিটির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে
ii. আইসিটির ব্যবহার শিখতে হবে
iii. আইসিটি ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠতে হবে
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪. নতুন তথ্য সৃষ্টির ক্ষেত্রে-
i. তথ্য সংগ্রহ করতে হয়
ii. তথ্য বিশ্লেষণ করতে হয়
iii. তথ্য মূল্যায়ন করতে হয়
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শেখা প্রয়োজন-
i. তথ্য সংগ্রহের জন্য
ii. তথ্য সংযোজনের জন্য
iii. তথ্য মূল্যায়নের জন্য
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬. জাবেদ খুব দ্রুত তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে নিজেকে পারদর্শী করে তুলছে। এই দক্ষতা তাকে সাহায্য করবে-
i. একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায়
ii. একুশ শতকের দক্ষ নাগরিক হতে
iii. জ্ঞানভিত্তিক সমাজে স্থান করে নিতে
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নবম-দশম শ্রেণির আইসিটি mcq | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের অধিবাসী জুয়েল গত চার বছর ধরে কম্পিউটার শিক্ষায় উচ্চতর ডিগ্রি লাভের জন্য জার্মানিতে পড়াশোনা করছে। তার ছোট ভাই জিয়ান গত বছর ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করতে সিঙ্গাপুর গেছে। তারা দুজনেই পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সার জবে নিয়োজিত আছে।
৩৭. জুয়েল ও জিয়ানের বর্তমান অবস্থান কিসের উদাহরণ? (প্রয়োগ)
[ক] বিশ্বায়ন
[খ] প্রত্যাবর্তন
✅ আন্তর্জাতিকতা
[ঘ] গ্লোবালভিলেজ
৩৮. জুয়েল ও জিয়ানের ক্ষেত্রে যে তথ্যগুলো প্রযোজ্য-
i. তারা আইসিটির প্রাথমিক বিষয়গুলো জানে
ii. তারা একুশ শতকের দক্ষ নাগরিক
iii. তারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব - পৃষ্ঠা : ৩-৫
নবম-দশম শ্রেণির আইসিটি mcq | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৯. আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় কার হাতে? (জ্ঞান)
[ক] স্টিভ
[খ] মার্ক জাকারবার্গ
✅ চার্লস ব্যাবেজ
[ঘ] অ্যাডা লাভলেস
৪০. চার্লস ব্যাবেজ এর জীবনকাল কোনটি? (জ্ঞান)
✅ ১৭৯১-১৮৭১
[খ] ১৮১৫-১৮৫২
[গ] ১৮৩১-১৮৭৯
[ঘ] ১৮৭৯-১৯৫৫
৪১. চার্লস ব্যাবেজ জাতিতে কী ছিলেন? (জ্ঞান)
[ক] ফারসি
✅ ইংরেজ
[গ] সুইডিশ
[ঘ] রাশিয়ান
৪২. আধুনিক কম্পিউটারের জনক কে? (জ্ঞান)
✅ চার্লস ব্যাবেজ
[খ] লর্ড বায়রন
[গ] অ্যাডা লাভলেস
[ঘ] জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
৪৩. ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কারক কে? (জ্ঞান)
[ক] লর্ড বায়রন
[খ] অ্যাডা লাভলেস
✅ চার্লস ব্যাবেজ
[ঘ] ম্যাক্সওয়েল
৪৪. ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন কী করতে পারে? (জ্ঞান)
[ক] তাপ উৎপাদন
[খ] তথ্যসংগ্রহ
[গ] তথ্য বিশ্লেষণ
✅ গণনার কাজ
৪৫. অ্যাডা লাভলেসের বাবার নাম কী? (জ্ঞান)
[ক] লর্ড ব্যাবেজ
[খ] গুগলিয়েলমো
✅ লর্ড বায়রন
[ঘ] টমলিনসন
৪৬. অ্যাডা লাভলেসের জীবনকাল কোনটি? (জ্ঞান)
[ক] ১৭৯১-১৮৭১
[খ] ১৮০৯-১৮৫০
✅ ১৮১৫-১৮৫২
[ঘ] ১৮৩১-১৮৬৯
৪৭. চার্লস ব্যাবেজ ছিলেন একজন- (জ্ঞান)
✅ প্রকৌশলী এবং গণিতবিদ
[খ] চিত্রকর
[গ] গবেষক
[ঘ] শিক্ষক
৪৮. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে? (জ্ঞান)
[ক] অ্যাডা লাভলেস
[খ] জন কেরি
[গ] মার্ক জাকারবার্গ
✅ চার্লস ব্যাবেজ
৪৯. Analytical Engine গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন? (জ্ঞান)
[ক] মার্ক জাকারবার্গ
✅ চার্লস ব্যাবেজ
[গ] বিল গেটস
[ঘ] স্টিভ জজনিয়াক
৫০. চার্লস ব্যাবেজের তৈরিকৃত গণনাযন্ত্রটির নাম কী? (জ্ঞান)
[ক] Microelectronics
[খ] Calculator and Calculation
✅ Difference Engine and Analytical Engine
[ঘ] Radio
৫১. ডিফারেন্স ইঞ্জিন এবং এনালিটিক্যাল ইঞ্জিন-এ যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে? (প্রয়োগ)
[ক] গাড়ির ইঞ্জিনের মতো কাজ করে
✅ যান্ত্রিকভাবে গণনা করতে পারে
[গ] কম্পিউটারের মতো কাজ করে
[ঘ] চৌম্বকীয় বলের মত
৫২. চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়? (জ্ঞান)
✅ লন্ডনের বিজ্ঞান যাদুঘরে
[খ] ইটালিতে
[গ] জার্মানিতে
[ঘ] রাশিয়াতে
৫৩. কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়? (জ্ঞান)
[ক] ১৭৯১
[খ] ১৮৭১
[গ] ১৮৮০
✅ ১৯৯১
৫৪. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে? (জ্ঞান)
[ক] স্টিভ জবস
[খ] চার্লস ব্যাবেজ
✅ অ্যাডা লাভলেস
[ঘ] লর্ড বায়রন
৫৫. ১৮৪২ সালে ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তার তৈরিকৃত ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? (জ্ঞান)
[ক] এম আইটিএসএ
✅ তুরিন বিশ্ববিদ্যালয়ে
[গ] কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
[ঘ] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
৫৬. অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়? (জ্ঞান)
[ক] ৫০
[খ] ৬০
✅ ১০০
[ঘ] ১১০
৫৭. কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়? (জ্ঞান)
[ক] ১৮৭৪
[খ] ১৮৭৯
[গ] ১৯৩৭
✅ ১৯৫৩
৫৮. কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন? (জ্ঞান)
[ক] চার্লস ব্যাবেজ
[খ] বিল গেইটস
✅ অ্যাডা লাভলেস
[ঘ] লর্ড বায়রন
৫৯. অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন? (অনুধাবন)
[ক] কম্পিউটার
[খ] ইংরেজি
✅ বিজ্ঞান ও গণিত
[ঘ] সাহিত্য
৬০. কোন ব্যক্তি ব্যাবেজের এনলিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য ‘প্রোগ্রামিং’ এর ধারণা সামনে নিয়ে আসেন? (জ্ঞান)
[ক] মার্ক জুকারবার্গ
[খ] স্টিভ জবস
[গ] টিম বানার্স লি
✅ অ্যাডা লাভলেস
৬১. ব্যাবেজের Analytical ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য কোনটির প্রয়োজন হয়? (অনুধাবন)
[ক] তথ্য
✅ প্রোগ্রামিং
[গ] ইন্টারনেট
[ঘ] আরপানেট
৬২. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে? (জ্ঞান)
[ক] জগদীশ চন্দ্র বসু
[খ] স্টিভ জবস
[গ] গুগলিয়েলমো মার্কনি
✅ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
৬৩. বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎ এবং চৌম্বকবলকে একত্র করে যে ধারণাটি প্রকাশ করেন তার নাম কী? (জ্ঞান)
[ক] তড়িৎশক্তি
[খ] তড়িৎবল
✅ তড়িৎ চৌম্বকীয় বল
[ঘ] চৌম্বকীয় বল
৬৪. বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি? (অনুধাবন)
[ক] চৌম্বকীয় বল
[খ] তড়িৎশক্তি
[গ] চৌম্বকশক্তি
✅ তড়িৎ চৌম্বকীয় বল
৬৫. বিনাতারে একস্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বিজ্ঞানী? (জ্ঞান)
[ক] লর্ড বায়রন
[খ] ম্যাক্সওয়েল
[গ] মার্কনি
✅ জগদীশ চন্দ্র বসু
৬৬. জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্যস্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন? (অনুধাবন)
[ক] অতিদীর্ঘ তরঙ্গ
✅ অতিক্ষুদ্র তরঙ্গ
[গ] ওয়াইফাই
[ঘ] ফাইবার অপটিকস
৬৭. কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্যস্থানে তথ্য প্রেরণে সফল হন? (জ্ঞান)
[ক] ১৮৫২
[খ] ১৮৭১
✅ ১৮৯৫
[ঘ] ১৯৫৩
৬৮. কার কারণে অ্যাডা ছোট বেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠে? (জ্ঞান)
✅ মায়ের
[খ] বাবার
[গ] দাদার
[ঘ] বড় বোনের
৬৯. কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়? (জ্ঞান)
[ক] ১৮২৫
[খ] ১৮২৭
[গ] ১৮৩০
✅ ১৮৩৩
৭০. অ্যাডা লাভলেস কোন যন্ত্রকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং-এর ধারণা সামনে আনেন? (প্রয়োগ)
[ক] ডিফারেন্স ইঞ্জিন
✅ এনালিটিক্যাল ইঞ্জিন
[গ] ইন্টারনেট প্রোটোকল
[ঘ] মাইক্রোপ্রসেসর
৭১. ১৮৪২ সালে ব্যাবেজ কোথায় তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? (জ্ঞান)
[ক] বিজ্ঞান জাদুঘরে
[খ] অ্যাপেল কোম্পানিতে
✅ তুরিন বিশ্ববিদ্যালয়
[ঘ] হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে
৭২. বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীর নাম কী? (জ্ঞান)
[ক] জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
[খ] জগদীশ চন্দ্র বসু
✅ গুগলিয়েলমো মার্কনি
[ঘ] স্টিভ জবস
৭৩. গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? (জ্ঞান)
[ক] নিউজিল্যান্ড
[খ] মেক্সিকো
✅ ইতালি
[ঘ] জার্মানি
৭৪. একস্থান থেকে অন্যত্র তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন? (অনুধাবন)
✅ বেতার তরঙ্গ
[খ] অতিদীর্ঘ তরঙ্গ
[গ] আণবিক শক্তি
[ঘ] ফাইবার অপটিকস
৭৫. বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনির জন্ম সাল কোনটি? (জ্ঞান)
✅ ১৮৭৪
[খ] ১৯৩৭
[গ] ১৮৭৯
[ঘ] ১৯৫৫
৭৬. বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনির মৃত্যু সাল কোনটি? (জ্ঞান)
[ক] ১৮৩১
[খ] ১৮৭৪
✅ ১৯৩৭
[ঘ] ১৯৩২
৭৭. বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করা হয়? (জ্ঞান)
[ক] ম্যাক্সওয়েল
[খ] মার্ক জুকারবার্গ
[গ] অ্যাডা লাভলেস
✅ গুগলিয়েলমো মার্কনি
৭৮. কোন কোম্পানি প্রথম মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে? (জ্ঞান)
✅ আইবিএম
[খ] গুগল
[গ] মাইক্রোসফট
[ঘ] Adobe
৭৯. কত সালে মাইক্রোপ্রসেসর আবিস্কার হয়? (জ্ঞান)
[ক] ১৮৩৩ সালে
[খ] ১৭৭১ সালে
✅ ১৯৭১ সালে
[ঘ] ১৯৭২ সালে
৮০. কোন শতকে মেইনফ্রেম কম্পিউটার তৈরি হয়? (জ্ঞান)
[ক] আঠার
[খ] উনিশ
✅ বিশ
[ঘ] একুশ
৮১. কোনটির আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়? (অনুধাবন)
✅ মাইক্রোপ্রসেসর
[খ] মেইনফ্রেম
[গ] মাইক্রো ইলেকট্রনিক্স
[ঘ] মাইক্রোকম্পিউটার
৮২. আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কী? (জ্ঞান)
[ক] মাইক্রো
[খ] মিনিফ্রেম
✅ মেইনফ্রেম
[ঘ] ম্যাক্রো
৮৩. কোন দশকে ইন্টারনেট প্রটোকলের ব্যবহার শুরু হয়? (জ্ঞান)
[ক] পঞ্চাশের দশকে
✅ ষাট-সত্তরের দশকে
[গ] ষাট-আশির দশকে
[ঘ] একুশ শতকে
৮৪. বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কী? (জ্ঞান)
✅ আরপানেট
[খ] Visual Basic
[গ] প্রটোকল
[ঘ] Internet
৮৫. আরপানেট কোন প্রটোকল ব্যবহারে তৈরি? (অনুধাবন)
[ক] নেটওয়ার্ক
[খ] ইন্ট্রানেট
✅ ইন্টারনেট
[ঘ] এক্রানেট
৮৬. নেটওয়ার্ক কী? (জ্ঞান)
[ক] ইন্টারনেটের নাম
[খ] একাধিক প্রটোকল
✅ কম্পিউটারসমূহের মধ্যে আন্তঃসংযোগ
[ঘ] প্রোগ্রাম
৮৭. Arpanet কী? (জ্ঞান)
✅ একটি নেটওয়ার্কের নাম
[খ] ইন্টারনেট
[গ] প্রোগ্রাম
[ঘ] মাইক্রোপ্রসেসর
৮৮. নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয়? (অনুধাবন)
[ক] ই-মেইল
✅ ইন্টারনেট
[গ] আন্তঃসংযোগ
[ঘ] প্রটোকল
৮৯. রেমন্ড স্যামুয়েল টমলিনসন পেশায় কী ছিলেন? (অনুধাবন)
[ক] গণিতবিদ
[খ] চিকিৎসক
✅ প্রোগ্রামার
[ঘ] বিজ্ঞানী
৯০. রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের নাগরিক? (জ্ঞান)
[ক] ফ্রান্স
[খ] জাপান
[গ] চীন
✅ আমেরিকা
৯১. আরপানেটে প্রথম Electronic মাধ্যমে পত্রালাপের সূচনা করেন কে? (জ্ঞান)
[ক] ম্যাক্সওয়েল
✅ রেমন্ড স্যামুয়েল টমলিনসন
[গ] গুগলিয়েলমো মার্কনি
[ঘ] বিল গেটস
৯২. সর্বপ্রথম E-mail সিস্টেম চালু করেন কে? (জ্ঞান)
[ক] জেমস ক্লার্ক
[খ] অ্যাডা লাভলেস
[গ] মার্ক জুকারবার্গ
✅ রেমন্ড স্যামুয়েল টমলিনসন
৯৩. কত সালে E-mail সিস্টেম চালু হয়? (জ্ঞান)
✅ ১৯৭১
[খ] ১৯৭২
[গ] ১৮৮২
[ঘ] ১৯৭৫
৯৪. পার্সোনাল কম্পিউটারের কাজ সর্ব প্রথম কোথায় শুরু হয়? (জ্ঞান)
[ক] যুক্তরাজ্যে
✅ যুক্তরাষ্ট্রে
[গ] জার্মানিতে
[ঘ] ইটালীতে
৯৫. কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)
[ক] Adobe
[খ] Dell
✅ Apple
[ঘ] Google
৯৬. কোন প্রতিষ্ঠানটি প্রথম পার্সোনাল কম্পিউটারের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছে? (অনুধাবন)
[ক] মাইক্রোসফট
✅ অ্যাপল
[গ] এইচপি
[ঘ] অ্যাডোব
৯৭. স্টিভ জবস কোন কোম্পানির সাথে Rowত? (অনুধাবন)
✅ অ্যাপল
[খ] এইচপি
[গ] মাইক্রোসফট
[ঘ] ডেল
৯৮. প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে? (অনুধাবন)
[ক] অ্যাপল
[খ] ডেল
✅ মাইক্রোসফট
[ঘ] এডোবি
৯৯. চার্লসের ইঞ্জিনের কাজের ধারা কে বর্ণনা করেন? (জ্ঞান)
[ক] লর্ড বায়রন
[খ] ম্যাক্সওয়েল
✅ অ্যাডা লাভলেস
[ঘ] মার্কনি
১০০. অ্যাডার মৃত্যুর কত বছর পর এনালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে তার নোটটি আবার প্রকাশিত হয়? (জ্ঞান)
[ক] ১০
[খ] ২৫
[গ] ৮৩
✅ ১০০
১০১. তুরিন বিশ্ববিদ্যালয়ে চার্লস ব্যাবেজের সহায়তায় অ্যাডা কোন ধারণাটি প্রকাশ করেছিলেন? (জ্ঞান)
[ক] কম্পিউটার প্রোগ্রামিং
[খ] মাইক্রোসফট প্রোগ্রামিং
✅ অ্যালগরিদম প্রোগ্রামিং
[ঘ] আরপানেট প্রোগ্রামিং
১০২. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা কে প্রকাশ করেন? (জ্ঞান)
[ক] চার্লস ব্যাবেজ
✅ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
[গ] গুগলিয়েলমো মার্কনি
[ঘ] টমলিনসন
১০৩. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জীবনকাল কোনটি? (জ্ঞান)
[ক] ১৮১৫-১৮৭৯
✅ ১৮৩১-১৮৭৯
[গ] ১৮৭৯-১৯৫৫
[ঘ] ১৮৭৪-১৯৩৭
১০৪. কে বিনা তারে বার্তা প্রেরণে সফল হন? (জ্ঞান)
[ক] জয়নুল আবেদিন
[খ] আইনস্টাইন
✅ ম্যাক্সওয়েল
[ঘ] আরপানেট
১০৫. জগদীশ চন্দ্র বসু জাতিতে কী ছিলেন? (জ্ঞান)
[ক] ইংরেজ
[খ] রাশিয়ান
✅ বাঙালি
[ঘ] ভারতীয়
১০৬. জগদীশ চন্দ্র বসুর জীবনকাল কোনটি? (জ্ঞান)
✅ ১৮৫৮-১৯৩৭
[খ] ১৮৭৯-১৯৫৫
[গ] ১৯৩১-১৯৭৯
[ঘ] ১৯৫৫-২০১১
১০৭. কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তথ্য একস্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফল হন? (প্রয়োগ)
[ক] ১৮৫৮
[খ] ১৮৭৪
[গ] ১৮৭৮
✅ ১৮৯৫
১০৮. কোন মাধ্যম ব্যবহার করে জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন? (জ্ঞান)
[ক] তড়িৎ চৌম্বকীয় বল
[খ] আরপানেট
[গ] মাইক্রোপ্রসেসর
✅ অতিক্ষুদ্র তরঙ্গ
১০৯. বেতার তরঙ্গ ব্যবহার করে কে প্রথম তথ্য এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন? (জ্ঞান)
[ক] স্টিভ জবস
✅ গুগলিয়েলমো মার্কনি
[গ] জগদীশ চন্দ্র বসু
[ঘ] জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
১১০. গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? (জ্ঞান)
[ক] জার্মানির
✅ ইতালির
[গ] রাশিয়ার
[ঘ] সুইডেনের
১১১. গুগলিয়েলমো মার্কনি কোন মাধ্যম ব্যবহার করে তথ্য একস্থান থেকে অন্য স্থানে প্রেরণ করেন? (জ্ঞান)
[ক] তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ
[খ] অতিক্ষুদ্র তরঙ্গ
✅ বেতার তরঙ্গ
[ঘ] এনালিটিক্যাল ইঞ্জিন
১১২. বেতার যন্ত্রের আবিষ্কারক কে? (জ্ঞান)
[ক] ম্যাক্সওয়েল
[খ] আইনস্টাইন
[গ] জগদীশ চন্দ্র বসু
✅ গুগলিয়েলমো মার্কনি
১১৩. কোন শতকে ইলেকট্রনিক্সের বিকাশ হয়? (জ্ঞান)
[ক] আঠারো
[খ] উনিশ
✅ বিশ
[ঘ] একুশ
১১৪. আইবিএম কোম্পানি প্রথম কোন ধরনের কম্পিউটার তৈরি করে? (জ্ঞান)
✅ মেইন ফ্রেম
[খ] মিনিফ্রেম
[গ] মাইক্রো
[ঘ] সুপার
১১৫. কোন কোম্পানি প্রথমে কম্পিউটার তৈরি করে? (জ্ঞান)
✅ আইবিএম
[খ] অ্যাপল
[গ] মাইক্রোসফট
[ঘ] সিম্বোলিকস
১১৬. কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়? (জ্ঞান)
[ক] ১৮৩৭
[খ] ১৮৭১
✅ ১৯৭১
[ঘ] ১৮৯৫
১১৭. কোনটি আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়? (জ্ঞান)
[ক] ভ্যাকুয়াম টিউব
[খ] ট্রানজিস্টর
[গ] ইনটিগ্রেটেড সার্কিট
✅ মাইক্রোপ্রসেসর
১১৮. প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান? (জ্ঞান)
✅ ইনটেল
[খ] অ্যাপল
[গ] জেরোক্স
[ঘ] আইবিএম
১১৯. আরপানেটের জš§ হয় কখন? (জ্ঞান)
[ক] আঠারো শতকের ষাট-সত্তর দশকে
[খ] ঊনিশ শতকের ষাট-সত্তর দশকে
✅ বিশ শতকের ষাট-সত্তর দশকে
[ঘ] বিশ শতকের আশি-নব্বই দশকে
১২০. কত সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা হয়? (জ্ঞান)
[ক] ১৮৯৫
✅ ১৯৭১
[গ] ১৯৬৫
[ঘ] ১৯৯৫
১২১. আরপানেট তৈরিতে কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
✅ ইন্টারনেট প্রটোকল
[খ] মেইনফ্রেম কম্পিউটার
[গ] মাইক্রোপ্রসেসর
[ঘ] বেতার তরঙ্গ
১২২. প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে? (জ্ঞান)
[ক] স্টিভ জবস
[খ] জজনিয়াক
[গ] রোনাল্ড ওয়েন
✅ রেমন্ড স্যামুয়েল টমলিনসন
১২৩. রেমন্ড স্যামুয়েল টমলিনসন কী ছিলেন? (জ্ঞান)
[ক] গণিতবিদ
[খ] দার্শনিক
✅ প্রোগ্রামার
[ঘ] পদার্থবিদ
১২৪. রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের নাগরিক? (জ্ঞান)
[ক] ইংল্যান্ড
✅ আমেরিকা
[গ] জার্মানি
[ঘ] ইতালি
১২৫. মাইক্রোপ্রসেসর ব্যবহার করে কোন কম্পিউটার তৈরির কাজ শুরু হয়? (জ্ঞান)
[ক] মেইনফ্রেম
[খ] মিনিফ্রেম
✅ পার্সোনাল
[ঘ] সুপার
১২৬. অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কয়জন? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৭
১২৭. স্টিভ জবস তার বন্ধুদের নিয়ে কোন প্রতিষ্ঠানটি চালু করেন? (জ্ঞান)
[ক] আইবিএম
[খ] মাইক্রোসফট
✅ অ্যাপল কম্পিউটার
[ঘ] এম এস কর্পোরেশন
১২৮. স্টিভ জবস কত সালে অ্যাপল কোম্পানি চালু করেন? (জ্ঞান)
[ক] ১৯৫৫
[খ] ১৯৭১
✅ ১৯৭৬
[ঘ] ১৯৮১
১২৯. স্টিভ জবস এর জীবনকাল কোনটি? (জ্ঞান)
[ক] ১৯৮১-১৮৭৯
[খ] ১৮৫৮-১৯৩৭
[গ] ১৮৭৪-১৯৩৭
✅ ১৯৫৫-২০১১
১৩০. কোন প্রতিষ্ঠানের হাতে পার্সোনাল কম্পিউটারের নানা পর্যায় বিকশিত হয়েছে? (জ্ঞান)
[ক] আইবিএম কোম্পানি
✅ অ্যাপল কম্পিউটার
[গ] মাইক্রোসফট কোম্পানি
[ঘ] ইনটেল কোম্পানি
১৩১. আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেয় কোন প্রতিষ্ঠানকে? (জ্ঞান)
[ক] অ্যাপল কোম্পানি
✅ মাইক্রোসফট কোম্পানিকে
[গ] হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
[ঘ] ইনটেল কোম্পানিকে
১৩২. মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে? (জ্ঞান)
[ক] স্টিভ জবস
[খ] রোনাল্ড ওয়েন
[গ] জজনিয়াক
✅ বিল গেটস
১৩৩. আইবিএম কোম্পানি কত সালে তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব মাইক্রোসফট কোম্পানিকে দেয়? (জ্ঞান)
[ক] ১৯৭৬
✅ ১৯৮১
[গ] ১৯৮৪
[ঘ] ১৯৮৯
১৩৪. বিল গেটস সর্বপ্রথম যে অপারেটিং সিস্টেম তৈরি করেন তার নাম কী? (উচ্চতর দক্ষতা)
✅ এমএস ডস
[খ] লিনাক্স
[গ] উইন্ডোজ
[ঘ] ইউনিক্স
১৩৫. বিল গেটসের জন্ম তারিখ কোনটি? (জ্ঞান)
[ক] ১৪ মে, ১৯৩৭
[খ] ১৪ মে, ১৯৫২
✅ ২৮ অক্টোবর, ১৯৫৫
[ঘ] ২৮ অক্টোবর, ১৯৮৯
১৩৬. http এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
[ক] Hyper Text Telephone Protocol
✅ Hyper Text Transfer Protocol
[গ] Highway Text Transfer Protocol
[ঘ] Highway Technologgy Transfer Programme
১৩৭. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www)-এর জনক কে? (জ্ঞান)
✅ স্যার টিমোথি জন ‘টিম’ বার্নাস লি
[খ] উইলিয়াম হেনরি ‘বিল’ গেটস
[গ] স্টিভ জবস
[ঘ] মার্ক জুকারবার্গ
১৩৮. স্যার টিমোথি জন টিম বার্নাস লি কী ছিলেন? (জ্ঞান)
[ক] পদার্থ বিজ্ঞানী
[খ] রসায়নবিদ
✅ কম্পিউটার বিজ্ঞানী
[ঘ] অর্থনীতিবিদ
১৩৯. বিশ্বের নানা দেশে ইন্টারনেট বিস্তৃতির কারণ কী? (অনুধান)
[ক] মাইক্রোপ্রসেসরের আবিষ্কার
✅ নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশ
[গ] এমএস-ডস এর বিকাশ
[ঘ] মেইনফ্রেম কম্পিউটারের আবিষ্কার
১৪০. নেটওয়ার্ক প্রযুক্তি বিকাশের পর ইন্টারনেটকে কেন্দ্র করে কী গড়ে ওঠে? (জ্ঞান)
[ক] একটি শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা
[খ] একটি শক্তিশালী সফওয়্যার কোম্পানি
✅ একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা
[ঘ] একটি শক্তিশালী হ্যাকার গ্রুপ
১৪১. এমএস ডস অপারেটিং সিস্টেম কে তৈরি করে? (জ্ঞান)
[ক] Apple
✅ Microsoft
[গ] Dell
[ঘ] HP
১৪২. উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি কে তৈরি করে? (জ্ঞান)
✅ Microsoft
[খ] Apple
[গ] Adobe
[ঘ] Google
১৪৩. HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৫৩
[খ] ১৯৫৫
[গ] ১৯৭১
✅ ১৯৮১
১৪৪. HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাবটি কে করেন? (জ্ঞান)
✅ ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী
[খ] ম্যাক্সওয়েল
[গ] মার্কনি
[ঘ] বিল গেটস
১৪৫. 'www' এর পূর্ণরূপ কোনটি? (জ্ঞান)
[ক] World wonder web
[খ] World wider web
[গ] World wide word
✅ World wide web
১৪৬. কে হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব ও বাস্তবায়ন করেন? (জ্ঞান)
[ক] লর্ড বায়রন
[খ] স্টিভ জবস
✅ স্যার টিমোথি জন ‘টিম’ বার্নাস লি
[ঘ] অ্যাডা লাভলেস
১৪৭. বিশ্বের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট বিস্তৃত হওয়ার কারণ কোনটি? (অনুধাবন)
[ক] তথ্য
[খ] জ্ঞান
[গ] ওয়েবসাইট
✅ নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশ
১৪৮. কোনটিকে কেন্দ্র করে নানা ধরনের Application Software বিস্তৃত হয়? (অনুধাবন)
[ক] Incranet
✅ Intranet
[গ] Infranet
[ঘ] Intercom
১৪৯. বর্তমানে কোনটিকে কেন্দ্র করে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে? (অনুধাবন)
[ক] Protocol
[খ] Web
[গ] Network
✅ Internet
১৫০. ইন্টারনেট হলো- (জ্ঞান)
[ক] একটি নেটওয়ার্ক
[খ] ওয়েবের সমষ্টি
[গ] ই-মেইল
✅ নেটওয়ার্কের নেটওয়ার্ক
১৫১. মার্ক জুকারবার্গ ও কয় বন্ধুর হাতে সূচিত হয় ফেসবুকের? (জ্ঞান)
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ
১৫২. ফেসবুক কী ধরনের ওয়েবসাইট? (প্রয়োগ)
✅ সামাজিক যোগাযোগের
[খ] ই-মেইল
[গ] এনসাইক্লোপিডিয়া
[ঘ] ভিডিও ওয়েবসাইট
১৫৩. ফেসবুক এর শুরুটা কিভাবে হয়েছিল? (অনুধাবন)
[ক] পুরো বিশ্ব একসাথে
✅ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে
[গ] আমেরিকার সব শহরে
[ঘ] পুরো এশিয়াতে
১৫৪. বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম কোনটি? (জ্ঞান)
[ক] মাইস্পেস
[খ] জোপ্পা
✅ ফেসবুক
[ঘ] টুইটার
১৫৫. কার হাত ধরে ফেসবুকের সূচনা হয়? (জ্ঞান)
[ক] স্টিভ জবস
[খ] ‘বিল’ গেটস
[গ] ‘টিম’ বার্নস লি
✅ মার্ক জুকারবার্গ
১৫৬. মার্ক জাকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? (জ্ঞান)
[ক] অক্সফোর্ড
[খ] মেলবোর্ন
✅ হার্ভার্ড
[ঘ] লন্ডন
১৫৭. ২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী ফেসবুকের ব্যবহারকারী কত? (জ্ঞান)
[ক] প্রায় ১০০ কোটি
[খ] প্রায় ১১০ কোটি
[গ] প্রায় ১০৫ কোটি
✅ প্রায় ১১৯ কোটি
১৫৮. মার্ক জুকারবার্গ এর জন্ম তারিখ কোনটি? (জ্ঞান)
[ক] ১ এপ্রিল, ১৯৩৬
[খ] ২৮ অক্টোবর, ১৯৫৫
[গ] ৮ জুলাই, ১৯৭৬
✅ ১৪ মে, ১৯৮৪
১৫৯. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন?
[বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] চিকিৎসা ক্ষেত্রে
[খ] ব্যবসা ক্ষেত্রে
[গ] রসায়নে
✅ পদার্থবিজ্ঞানে
নবম-দশম শ্রেণির আইসিটি mcq | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের পেছনে অবদান রয়েছে-
i. বিজ্ঞানীদের
ii. ভিশনারিদের
iii. নির্মাতাদের
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬১. বর্তমানে আইসিটিকে মুঠোর মধ্যে নিয়ে এসেছে-
i. তারসহ ও তারহীন যোগাযোগ ব্যবস্থা
ii. কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি
iii. মাইক্রো ইলেকট্রনিক্স বিকাশ
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬২. চার্লস ব্যাবেজ ছিলেন একজন-
i. দার্শনিক
ii. প্রকৌশলী
iii. গণিতবিদ
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৩. চার্লস ব্যাবেজ তৈরি করেন-
i. ডিফারেন্স ইঞ্জিন
ii. এনালিটিক্যাল ইঞ্জিন
iii. মাইক্রোপ্রসেসর
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৪. চার্লস ব্যাবেজ-
i. ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ
ii. আধুনিক কম্পিউটারের জনক
iii. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৫. অ্যাডা লাভলেস-
i. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক
ii. কবি লর্ড রায়রনের কন্যা
iii. তুরিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৬. ছোটবেলা থেকেই অ্যাডার আগ্রহের বিষয় ছিল-
i. সাহিত্য
ii. বিজ্ঞান
iii. গণিত
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৭. এনালিটিক্যাল ইঞ্জিন নিয়ে কাজ করেছেন-
i. অ্যাডা লাভলেস
ii. চার্লস ব্যাবেজ
iii. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৮. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল-
i. একজন পদার্থবিজ্ঞানী
ii. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন
iii. বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা তৈরি করেন
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৯. বিনা তারে তথ্য আদান-প্রদানের জন্য কাজ করেছেন-
i. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ii. গুগলিয়েলমো মার্কনি
iii. জগদীশ চন্দ্র বসু
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭০. বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে সফল হন-
i. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ii. গুগলিয়েমো মার্কনি
iii. জগদীশ চন্দ্র বসু
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭১. গুগলিয়েলমো মার্কনি-
i. ইতালির বিজ্ঞানী
ii. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক
iii. বেতার যন্ত্রের আবিষ্কারক
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭২. অ্যাপল কম্পিউটার নামক প্রতিষ্ঠানটি চালু করেন-
i. স্টিভ জবস
ii. স্টিভ জজনিয়াক
iii. রোনাল্ড ওয়েনে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৩. অ্যাপল কম্পিউটার নামক প্রতিষ্ঠানটি-
i. ১৯৭৬ সালের ১ এপ্রিল যাত্রা শুরু করে
ii. বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান
iii. সর্ব প্রথম মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৪. মাইক্রোসফট কোম্পানির তৈরি অপারেটিং সিস্টেম-
i. এসএম ডস
ii. উইনিক্স
iii. উইন্ডোজ
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৫. স্যার টিমোথি জন টিম বার্নাস লি-
i. ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী
ii. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক
iii. প্রথম ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করেন
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৬. ইন্টারনেটকে কেন্দ্র করে-
i. আরপানেটের জন্ম হয়
ii. শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে
iii. অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিকশিত হয়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৭. মার্ক জুকারবার্গ-
i. ১৯৮৪ সালের মে মাসে জন্মগ্রহণ করেন
ii. চার বন্ধুকে নিয়ে ফেসবুক প্রতিষ্ঠা করেন
iii. ফেসবুকের ব্যবহার শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ রাখেন
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৮. বর্তমান পৃথিবীতে ফেসবুক-
i. সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম
ii. ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে
iii. ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১১৯ কোটি
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৯. মার্ক জুকারবার্গ-
i. ফেসবুকের একজন প্রতিষ্ঠাতা
ii. ফেসবুকের একমাত্র প্রতিষ্ঠাতা
iii. আমেরিকান নাগরিক
নিচের কোনটি সঠিক?
[বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়][ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নবম-দশম শ্রেণির আইসিটি mcq | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮০ ও ১৮১ নং প্রশ্নের উত্তর দাও :
তথ্য ও যোগযোগ প্রযুক্তি বই পড়ে মীরা আজ এনালিটিক্যাল ইঞ্জিনের কাজের ধারার প্রবক্ত। তার বর্ণনার এই নোটটি পরবর্তীতে যখন প্রকাশিত হয় তখন বিজ্ঞানীরা বুঝতে পারেন তিনি আসলে অ্যালগরিদমের ধারণাটাই প্রকাশ করেছিলেন।
১৮০. মীরা আজ কার সম্পর্কে জানতে পেরেছে? (প্রয়োগ)
[ক] চার্লস ব্যাবেজ
✅ অ্যাডা লাভলেস
[গ] মার্ক জাকারবার্গ
[ঘ] স্টিভ জবস
১৮১. উক্ত ব্যক্তি সম্পর্কে যে তথ্যগুলো প্রযোজ্য-
i. তিনি মাত্র ৩৭ বছর বেঁচে ছিলেন
ii. তিনি চার্লস ব্যাবেজের সহকারী ছিলেন
iii. তিনি প্রোগ্রামিং ধারণার প্রবর্তক
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
ই-লার্নিং ও বাংলাদেশ - পৃষ্ঠা : ৬ ও ৭
নবম-দশম শ্রেণির আইসিটি mcq | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮২. দীর্ঘদিনের প্রচলিত শিক্ষা পদ্ধতি পরিবর্তন হতে শুরু করেছে কেন? (অনুধাবন)
[ক] উচ্চ শিক্ষার চাহিদা বৃদ্ধি পাওয়ায়
[খ] যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায়
✅ তথ্যপ্রযুক্তির উন্নতির কারণে
[ঘ] শিক্ষা উপকরণ উন্নত হওয়ায়
১৮৩. ই-লার্নিং শব্দটি কোন কথাটির সংক্ষিপ্ত রূপ? (জ্ঞান)
[ক] ইংলিশ লার্নিং
[খ] ইলেকট্রিক লার্নিং
✅ ইলেকট্রনিক লার্নিং
[ঘ] ই-বুক লার্নিং
১৮৪. ই-লার্নিং এবং সনাতন পদ্ধতিতে পাঠদানের মধ্যে সম্পর্ক কেমন? (অনুধাবন)
[ক] একে অপরের বিকল্প
✅ একে অপরের পরিপূরক
[গ] একে অপরের সহায়ক
[ঘ] পরস্পর বিপরীতমুখী
১৮৫. ই-লার্নিং পদ্ধতিতে কোনটি করা সম্ভব? (অনুধাবন)
[ক] দ্রুত পড়া মুখস্থ করা
[খ] না পড়ে পরীক্ষা দেওয়া
[গ] শিক্ষকের প্রয়োজনীয়তা হ্রাস করা
✅ হাতে কলমে শিক্ষা দেওয়া
১৮৬. শ্রেণিকক্ষে পাঠদানকালে কোনটির সাহায্যে একটা এক্সপেরিমেন্ট করিয়ে দেখাতে পারেন? (জ্ঞান)
[ক] কম্পিউটার
✅ মাল্টিমিডিয়া
[গ] সিসি ক্যামেরা
[ঘ] আরসিটি
১৮৭. E-learning এর পূর্ণরূপ কোনটি? (জ্ঞান)
✅ Electronic learning
[খ] Electronics learning
[গ] Internet learning
[ঘ] Information learning
১৮৮. E-learning হলো- (জ্ঞান)
[ক] Distance learning
[খ] অনলাইনের মাধ্যমে পাঠদান
[গ] মাল্টিমিডিয়ার ব্যবহার
✅ উপরের সবগুলো
১৮৯. নিচের কোনটি শিক্ষাক্ষেত্রের আধুনিক পদ্ধতি? (জ্ঞান)
[ক] ই-গভর্ন্যান্স
[খ] ই-পর্চা
✅ ই-লার্নিং
[ঘ] ই-বুক
১৯০. সিডি রম, ‘Internet,’ ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা Television Channel ব্যবহার করে পাঠদান প্রক্রিয়াকে বলে- (অনুধাবন)
[ক] ওয়েব পোর্টাল
✅ ই-লার্নিং
[গ] ই-পর্চা
[ঘ] ই-বুক
১৯১. কোনটি পাঠদানের ক্ষেত্রে সনাতন পদ্ধতির পরিপূরক? (অনুধাবন)
[ক] ইন্টারনেট
[খ] ভিডিও কনফারেন্স
[গ] প্রচলিত পাঠদান
✅ ই-লার্নিং
১৯২. বর্তমানের ক্লাসরুমে কিসের সাহায্যে পাঠদান আগ্রহী হচ্ছে? (অনুধাবন)
✅ মাল্টিমিডিয়া
[খ] প্রজেক্টর
[গ] কম্পিউটার
[ঘ] বই
১৯৩. শিক্ষার্থীরা বিজ্ঞানের বিষয়গুলো কিসের সাহায্যে সহজে শিখতে পারছে? (অনুধাবন)
[ক] এনসাইক্লোপিডিয়া
✅ ই-লার্নিং
[গ] বই
[ঘ] ওয়েব সাইট
১৯৪. শিক্ষার্থীদের পাঠ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানে বর্তমানে কোনটির ভূমিকা রয়েছে? (অনুধাবন)
[ক] E-book
[খ] E-ticket
✅ E-learning
[ঘ] Website
১৯৫. E-learning ব্যবস্থায়- (অনুধাবন)
[ক] বিজ্ঞানের experiment করা যায়
[খ] কোর্স অনলাইনে পাওয়া যায়
[গ] ভিডিও দেখা যায়
✅ উপরের সবগুলো
১৯৬. পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করে দিয়েছে? (অনুধাবন)
[ক] ওয়েব পোর্টালে
✅ অনলাইনে
[গ] নেটওয়ার্কে
[ঘ] বই-এ
১৯৭. বর্তমানে ক্লাসরুম ছাড়াও কোথায় পরীক্ষা দেয়ার নির্ভরযোগ্য সুযোগ তৈরি হয়েছে? (অনুধাবন)
[ক] ই-পর্চায়
✅ অনলাইনে
[গ] দেশের বাইরে
[ঘ] ওয়েবে
১৯৮. বিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্ট করার সুযোগ তৈরি হয়েছে কোন ব্যবস্থার মাধ্যমে? (অনুধাবন)
[ক] e-commerce
[খ] Interactive
[গ] multimedia
✅ e-learning
১৯৯. বর্তমান অনলাইনে বাংলায় কোর্স চালু করার জন্য কী তৈরি করা হয়েছে? (অনুধাবন)
[ক] e-learning
[খ] ই-মেইল
✅ ওয়েব পোর্টাল
[ঘ] on-line
২০০. শিক্ষার মান বৃদ্ধিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে? (জ্ঞান)
✅ ই-লার্নিং
[খ] বই
[গ] কম্পিউটার
[ঘ] ই-গভর্ন্যান্স
২০১. প্রচলিত পাঠদান এবং ই-লার্নিং-এর মধ্যে মূল পার্থক্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ যান্ত্রিকতা এবং মানবিক অংশের অনুপস্থিতি
[খ] মাল্টিমিডিয়ার ব্যবহার
[গ] শিক্ষক না থাকা
[ঘ] একে অপরের বিকল্প
২০২. শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন কোন প্রক্রিয়ায়(প্রয়োগ)
[ক] স্কাইপিতে
✅ প্রচলিত পাঠদান পদ্ধতিতে
[গ] ই-লার্নিং প্রক্রিয়ায়
[ঘ] ই-বুক প্রক্রিয়ায়
২০৩. প্রচলিত পাঠদানের সহায়ক কোনটি? (জ্ঞান)
✅ ই-লানিং
[খ] শিক্ষক
[গ] লাইব্রেরি
[ঘ] ইন্টারনেট
২০৪. আমাদের স্কুলগুলোতে দক্ষ শিক্ষকের অভাব থাকার কারণ কী? (অনুধাবন)
[ক] দেশে শিক্ষিত লোকের অভাব
[খ] শিক্ষকতা পেশায় সুযোগের ঘাটতি
[গ] বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা
✅ বিভিন্ন ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা
২০৫. রাইমাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি থাকলেও দক্ষ শিক্ষক এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ঘাটতি রয়েছে। সমস্যা সমাধানে কোনটি বড় ভূমিকা রাখতে পারে? (প্রয়োগ)
[ক] ই-বুক
✅ ই-লার্নিং
[গ] ই-স্কুল
[ঘ] ই-কোর্স
২০৬. একজন দক্ষ শিক্ষক দ্বারা কীভাবে অসংখ্য শিক্ষার্থীদের শিক্ষাদানের ব্যবস্থা করা যেতে পারে? (অনুধাবন)
✅ তার পাঠদান ভিডিও বিতরণ করে
[খ] তাকে একসাথে একাধিক স্কুলে নিয়োগ দিয়ে
[গ] বিপুল সংখ্যক শিক্ষার্থীদের একত্রে পাঠদানের মাধ্যমে
[ঘ] প্রতিটি স্কুলে একাধিক ই-ক্লাসরুমের ব্যবস্থা করে
২০৭. সারা পৃথিবীতে ই-লার্নিংয়ের জন্য কী তৈরি করা শুরু হয়েছে? (জ্ঞান)
[ক] বিশেষ আইন
✅ নানা উপকরণ
[গ] নির্দিষ্ট নিয়ম
[ঘ] নানা পদ্ধতি
২০৮. যুক্তরাষ্ট্রের কম্বোডিয়া ইউনিভার্সিটি এ বছর ৫০টি কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে। এই কোর্সগুলো কারা গ্রহণ করতে পারবে? (প্রয়োগ)
[ক] যুক্তরাষ্ট্রের যে কেউ
[খ] এশিয়া মহাদেশের যে কেউ
[গ] আমেরিকা মহাদেশের যে কেউ
✅ বিশ্বের যে কেউ
২০৯. বাংলাদেশের প্রযুক্তিবিদরা বাংলায় কোর্স দেয়ার জন্য কী তৈরি করেছেন? (জ্ঞান)
[ক] লার্নিং প্রোগ্রাম
[খ] ই-ক্লাসরুম
[গ] বাংলা সার্চ ইঞ্জিন
✅ ওয়েবসাইট পোর্টাল
২১০. প্রচলিত শিক্ষা পদ্ধতিতে পাঠদানের সুবিধা কোনটি? (অনুধাবন)
✅ শিক্ষক শিক্ষার্থীর সরাসরি ভাব বিনিময়
[খ] বিপুল সংখ্যক শিক্ষার্থীর একত্রে পাঠগ্রহণ
[গ] অনলাইনে পরীক্ষা দিয়ে ক্রেডিট অর্জন
[ঘ] পৃথিবীর যেকোনো স্থান থেকে পাঠগ্রহণ
২১১. রিফাত ই-লার্নিং পদ্ধতিতে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন কোর্স করছে। তার শিক্ষা গ্রহণ পদ্ধতিতে কোনটি অসম্ভব? (প্রয়োগ)
[ক] অনলাইনে রেজিস্ট্রেশন করা
[খ] অনলাইনে ক্লাস করা
✅ শিক্ষকের সহযোগী হয়ে শিক্ষা গ্রহণ
[ঘ] অনলইনে সার্টিফিকেট সংগ্রহ করা
২১২. ই-লার্নিং প্রক্রিয়াটিকে অনেকের কাছে যান্ত্রিক মনে হতে পারে কী কারণে? (অনুধাবন)
[ক] প্রক্রিয়াটি মানুষের তৈরি নয় বলে
[খ] প্রক্রিয়াটিতে মানুষের উপস্থিতি নেই বলে
✅ পুরো প্রক্রিয়ায় মানবিক অংশটুকু অনুপস্থিত বলে
[ঘ] পুরো প্রক্রিয়া অত্যাধুনিক যন্ত্রের ওপর নির্ভরশীল বলে
২১৩. ই-লার্নিংকে সফল করতে কাদের অনেক বেশি উদ্যোগী হতে হয়? (জ্ঞান)
[ক] শিক্ষকদের
✅ শিক্ষার্থীদের
[গ] প্রযুক্তিবিদদের
[ঘ] অফিসিয়ালদের
২১৪. প্রযুক্তিবিদরা মনে করেন আমাদের দেশে উত্তম পাঠদানের সীমাবদ্ধতা দূরীকরণে ই-লার্নিং অনেক বড় ভূমিকা রাখতে সক্ষম। তাদের এরূপ মনে করার যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] ই-লার্নিং প্রচলিত পদ্ধতির উত্তম বিকল্প
[খ] ই-লার্নিং প্রচলিত পদ্ধতির সমস্যা সমাধানে সক্ষম
✅ ই-লার্নিং ব্যবহার করে অনেক বড় বড় সমস্যা সমাধান সম্ভব
[ঘ] তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষাদানে ই-লার্নিং এর বিকল্প নেই
২১৫. ই-লানিং পদ্ধতিতে শিক্ষাদানের অন্যতম উপকরণ কী?
[বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] কাগজ
[খ] কলম
✅ কম্পিউটার
[ঘ] ব্লাক-বোর্ড
নবম-দশম শ্রেণির আইসিটি mcq | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১৬. তথ্যপ্রযুক্তি উন্নয়নের কারণে শিক্ষাক্ষেত্রে আমরা যেসব নতুন শব্দের সাথে পরিচিত হতে শুরু করেছি-
i. স্যাট
ii. ই-লার্নিং
iii. Distance Learning
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৭. ই-লার্নিং-এর ক্ষেত্রে ব্যবহার করা হয়-
i. ইন্টারনেট
ii. ব্যক্তিগত নেটওয়ার্ক
iii. টেলিভিশন চ্যানেল
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২১৮. ই-লার্নিং পদ্ধতিতে শ্রেণিকক্ষে পাঠদানের সময়-
i. টেলিভিশন চ্যানেল ব্যবহার করা যায়
ii. বিজ্ঞানের বিষয়গুলো হাতে কলমে দেখানো যায়
iii. মাল্টিমিডিয়ার সাহায্যে এক্সপেরিমেন্ট করিয়ে দেখানো যায়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২১৯. যে সমস্যাগুলো সমাধানে ই-লার্নিং বড় ভূমিকা রাখতে পারে-
i. স্কুলগুলোতে দক্ষ শিক্ষকের অভাব
ii. লেখাপড়ায় সাজসরঞ্জামাদির অভাব
iii. ল্যাবরেটরি অপ্রতুল
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২০. আমেরিকার নাম করা একটি বিশ্ববিদ্যালয় সারাবিশ্বের ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে বেশ কিছু কোর্স উন্মুক্ত করে দিয়েছে। বাংলাদেশের কেউ চাইলে-
i. অনলাইনে এই কোর্সগুলো নিতে রেজিস্ট্রেশন করতে পারে
ii. অনলাইনে কোর্সটি নেয়ার পর হোমওয়ার্ক জমা দিতে পারে
iii. অনলাইনে পরীক্ষা দিয়ে ক্রেডিট অর্জন করতে পারে
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২১. প্রচলিত পাঠদানের ক্ষেত্রে-
i. শিক্ষক শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন
ii. শিক্ষার্থী শিক্ষকের সাথে কথা বলতে পারে
iii. শিক্ষার্থীরা শিক্ষকের সাথে ভাব বিনিময় করতে পারে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২২. ই-লার্নিং এর ক্ষেত্রে যে তথ্যগুলো অধিক প্রযোজ্য-
i. বাংলাদেশ ই-লার্নিং এর ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে
ii. বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রের সমস্যা সমাধানে ই-লার্নিং বড় ভূমিকা রাখতে পারে
iii. বাংলাদেশের সনাতন শিক্ষা পদ্ধতির বিকল্প হিসেবে ই-লার্নিং অধিক কার্যকর
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২৩. ই-লার্নিং-এর ক্ষেত্রে শিক্ষার্থীরা-
i. শিক্ষককে সরাসরি প্রশ্ন করার সুযোগ নাও পেতে পারে
ii. শিক্ষকের সহযোগী হয়ে শেখার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে
iii. অনেক বেশি উদ্যোগী না হলে এর উদ্দেশ্য অর্জন অসম্ভব হবে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নবম-দশম শ্রেণির আইসিটি mcq | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৪ ও ২২৫ নং প্রশ্নের উত্তর দাও :
উত্তরা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক তার স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তির ব্যবহার শিখার জন্য তাগিদ দিলেন। এ উদ্দেশ্যে তিনি তার স্কুলের প্রতিটি ক্লাসরুমে মাল্টিমিডিয়ার ব্যবস্থা করেছেন।
২২৪. প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পাঠদানে কোন পদ্ধতিটি ব্যবহার করছেন? (প্রয়োগ)
✅ E-Learning
[খ] Distance Learning
[গ] Digitial Learning
[ঘ] Interactive Learning
২২৫. উক্ত পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোন বিষয়টি মনে রাখা একান্ত আবশ্যক? (উচ্চতর দক্ষতা)
[ক] এই পদ্ধতি সনাতন পদ্ধতির বিকল্প
✅ এই পদ্ধতি সনাতন পদ্ধতির পরিপূরক
[গ] এই পদ্ধতি সনাতন পদ্ধতি অপেক্ষা উত্তম
[ঘ] এই পদ্ধতি সনাতন পদ্ধতির তুলনায় অধিক কার্যকর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৬ ও ২২৭ নং প্রশ্নের উত্তর দাও :
ফুলতলা গ্রামে শিক্ষিত লোকের হার একদমই কম। এখানে স্থাপিত স্কুলে দক্ষ শিক্ষক নেই বললেই চলে। সরকারি সুযোগ সুবিধা ঠিকমতো না পৌঁছার কারণে স্কুলে প্রয়োজনীয় শিক্ষা উপকরণের বিশাল ঘাটতি রয়েছে। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম স্বপ্ন দেখেন একদিন এই গ্রামের মানুষ এসব সমস্যা সমাধান করে তাদের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলবে।
২২৬. রকিবুল ইসলামের স্বপ্ন পূরণে কোনটি সহায়ক ভূমিকা রাখতে পারে? (প্রয়োগ)
✅ ই-লার্নিং
[খ] ই-বুক
[গ] ই-গভর্ন্যান্স
[ঘ] ই-সার্ভিস
২২৭. উক্ত গ্রামের শিক্ষা সমস্যা সমাধানে শ্রেণিকক্ষে পাঠদানে ব্যবহার করা যেতে পারে-
i. ইন্টারনেট
ii. ব্যক্তিগত নেটওয়ার্ক
iii. টেলিভিশন চ্যানেল
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
ই-গভর্ন্যান্স ও বাংলাদেশ - পৃষ্ঠা : ৭ ও ৮
নবম-দশম শ্রেণির আইসিটি mcq | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২৮. দেশে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রয়োজন কেন? (অনুধাবন)
[ক] উচ্চশিক্ষার জন্য
✅ সুশাসনের জন্য
[গ] বিনোদনের
[ঘ] কর্মসংস্থান সৃষ্টির জন্য
২২৯. কীভাবে সরকারি ব্যবস্থাসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব? (অনুধাবন)
[ক] যান্ত্রিক ব্যবস্থা প্রচলনের মাধ্যমে
✅ ডিজিটাল ব্যবস্থা প্রচলনের মাধ্যমে
[গ] সরকারি কর্মকাণ্ডে দক্ষ লোক নিয়োগ দিয়ে
[ঘ] সরকারি কর্মচারীদের জন্য শাস্তির ব্যবস্থা করে
২৩০. দেশে সুশাসনের পথ নিষ্কণ্টক করতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] প্রশাসনে সৎ ও দক্ষ লোক নিয়োগ দেয়
[খ] প্রশাসনের কর্মকর্তাদের ঘন ঘন বদলি করা
✅ প্রশাসনিক কর্মকাণ্ডে ডিজিটাল ব্যবস্থা প্রচলন করা
[ঘ] প্রশাসনিক কর্মকাণ্ডে এনালগ ব্যবস্থা প্রচলন করা
২৩১. শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে? (জ্ঞান)
[ক] ই-লার্নিং
✅ ই-গভর্ন্যান্স
[গ] ই-মেইল
[ঘ] ই-সার্ভিস
২৩২. এক সময় কোনটি শিক্ষার্থীদের জন্য বিড়ম্বনার ব্যাপার ছিল? (জ্ঞান)
[ক] পায়ে হেঁটে প্রতিদিন স্কুলে যাওয়া
[খ] রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়া
[গ] পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করা
✅ পাবলিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করা
২৩৩. বর্তমানে পাবলিক পরীক্ষার ফলাফল জানার সবচেয়ে সহজ এবং সর্বাধিক ব্যবহৃত মাধ্যম কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] পত্রিকা
[খ] ইন্টারনেট
✅ মোবাইল ফোন
[ঘ] কম্পিউটার
২৩৪. হিয়া কুড়িগ্রাম জেলার একটি গ্রামে থাকে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে তাকে কীভাবে আবেদন করতে হবে? (প্রয়োগ)
[ক] টেলিফোনের মাধ্যমে
✅ মোবাইল ফোনের মাধ্যমে
[গ] পরিচিত কারো মাধ্যমে
[ঘ] সশরীরে উপস্থিত হয়ে
২৩৫. পূর্বের তুলনায় বর্তমানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করা অনেক সহজ। এর কারণ কী? (জ্ঞান)
[ক] এখন ঘরে বসেই পত্রিকা পাওয়া যায়
[খ] এখন সবার ঘরে টাইপ রাইটার আছে
[গ] এখন আবেদন টাইপ করার প্রয়োজন নেই
✅ এখন ঘরে বসেই মোবাইল ফোনে আবেদন করা যায়
২৩৬. জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময়ে কম খরচে ও ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য কী চালু হয়েছে? (জ্ঞান)
[ক] ই-পূর্জি বক্স
✅ ই-সেবা কেন্দ্র
[গ] ই-মেইল বক্স
[ঘ] ই-কমার্স সেন্টার
২৩৭. তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত শতাংশ সময় কম লাগছে? (জ্ঞান)
[ক] ৫০-৬০ শতাংশ
[খ] ৬০-৭০ শতাংশ
[গ] ৭০-৮০ শতাংশ
✅ ৮০-৯০ শতাংশ
২৩৮. সুশাসনের জন্য দরকার- (অনুধাবন)
[ক] অব্যবস্থা
[খ] অস্বচ্ছতা
✅ স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা
[ঘ] আধুনিক ব্যবস্থা
২৩৯. কোন ব্যবস্থা গ্রহণের ফলে সরকারি ব্যবস্থাসমূহকে যুগোপযোগী করা সম্ভব হয়েছে? (প্রয়োগ)
[ক] অব্যবস্থা
[খ] আধুনিক ব্যবস্থা
[গ] যুগোপযোগী ব্যবস্থা
✅ ডিজিটাল ব্যবস্থা
২৪০. কোন ব্যবস্থা প্রচলনের ফলে সরকারি ব্যবস্থাসমূহের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব? (প্রয়োগ)
[ক] আইনী ব্যবস্থা
✅ ডিজিটাল ব্যবস্থা
[গ] এনালগ
[ঘ] কম্পিউটার ব্যবস্থা
২৪১. রাষ্ট্রে কোন ব্যবস্থা গ্রহণে নাগরিকের হয়রানি এবং বিড়ম্বনার অবসান ঘটে? (অনুধাবন)
✅ ডিজিটাল ব্যবস্থা
[খ] এনালগ ব্যবস্থা
[গ] সুব্যবস্থা
[ঘ] আধুনিক ব্যবস্থা
২৪২. দেশে সুশাসনের পথ নিষ্কণ্টক করতে প্রয়োজন- (অনুধাবন)
[ক] ই-লার্নিং
✅ ই-গভর্ন্যান্স
[গ] ই-পর্চা
[ঘ] সুব্যবস্থা
২৪৩. ই-গভর্ন্যান্স বলতে কী বোঝায়? (প্রয়োগ)
[ক] এনালগ পদ্ধতির প্রয়োগ
[খ] আধুনিক পদ্ধতি গ্রহণ
✅ শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ
[ঘ] চিকিৎসা সেবা প্রদান
২৪৪. পরীক্ষার ফলাফল এখন মুহূর্তের মধ্যেই জানা যায় কোন ব্যবস্থার কারণে? (জ্ঞান)
✅ ডিজিটাল ব্যবস্থা
[খ] এনালগ ব্যবস্থা
[গ] নেটওয়ার্ক
[ঘ] ই-পর্চা
২৪৫. নিচের কোনটি শিল্পক্ষেত্রে ই-গভর্ন্যান্সের উদাহরণ? (অনুধাবন)
[ক] পরীক্ষার ফল জানা
[খ] চিকিৎসা গ্রহণ
[গ] ই-টিকেটিং
✅ মোবাইলে আবেদন করা
২৪৬. বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমটির বেশি ব্যবহার দেখা যায়? (অনুধাবন)
[ক] টেলিভিশন
[খ] ফেসবুক
[গ] চিঠি
✅ মোবাইল ফোন
২৪৭. জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা সহজে পেতে গৃহীত নতুন পদক্ষেপটির নাম কি? (জ্ঞান)
✅ ই-সেবা
[খ] ই-টিকেটিং
[গ] ই-পর্চা
[ঘ] ই-পূর্জি
২৪৮. বর্তমানে ই-সেবা কেন্দ্র থেকে যেকোনো ধরনের সেবা পেতে কতদিন সময় লাগে? (জ্ঞান)
[ক] ২-৪
✅ ২-৫
[গ] ১০
[ঘ] ১৫
২৪৯. সেবা প্রদানে সিদ্ধান্ত গ্রহণের সময় সাশ্রয়ের পিছনে মূল কারণ কোনটি? (অনুধাবন)
✅ তথ্যের ডিজিটালকরণ
[খ] উচ্চশিক্ষা
[গ] জ্ঞান বৃদ্ধি
[ঘ] ইন্টারনেট
২৫০. ই-সেবা কেন্দ্রে বিভিন্ন দলিল বা পর্চার কপি প্রদানে দপ্তরের ক্ষমতা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? (জ্ঞান)
[ক] ১০ শতাংশ
[খ] ২০ শতাংশ
✅ ৪০ শতাংশ
[ঘ] ৫০ শতাংশ
২৫১. বর্তমানে পরিসেবাসমূহের বিল পরিশোধ করা সহজ হয়েছে কোনটির মাধ্যমে? (জ্ঞান)
[ক] ই-পর্চা
[খ] এমটিএস
[গ] ই-পূর্জি
✅ ই-সেবা
২৫২. গভর্ন্যান্সের মূল বিষয়টি কোনটি? (প্রয়োগ)
✅ নাগরিকের জীবনমান উন্নত এবং হয়রানিমুক্ত করা
[খ] মোবাইল বিল পরিশোধ করা
[গ] নাগরিকের সময় সাশ্রয় করা
[ঘ] রাষ্ট্রের আয় বৃদ্ধি করা
২৫৩. নাগরিকের জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] ই-লার্নিং
[খ] আইন প্রণয়ন
✅ গভর্ন্যান্স
[ঘ] সামাজিক দায়বদ্ধতা
২৫৪. কোনটির মাধ্যমে নাগরিক নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে? (অনুধাবন)
[ক] মোবাইল টিকেটিং
[খ] ই-কমার্স
[গ] ইন্টারনেটে
✅ ই-গভর্ন্যান্স
২৫৫. জনাব তৈমুরকে শনি থেকে বৃহস্পতি পুরো সপ্তাহ অফিসে উপস্থিত থাকতে হয়। তিনি কীভাবে তার বাড়ির বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ করতে পারেন? (প্রয়োগ)
[ক] টেলিফোনের মাধ্যমে
✅ মোবাইল ফোনের মাধ্যমে
[গ] ফ্যাক্স মেশিনের মাধ্যমে
[ঘ] কম্পিউটারের মাধ্যমে
২৫৬. ই-গভর্ন্যান্সের মাধ্যমে কোনো কোনো কার্যক্রমের সময় কত দিনে পরিণত করা যায়? (জ্ঞান)
[ক] ২৪ x ৬০ x ৬০
[খ] ৩০ x ৭ x ২৪
✅ ২৪ x ৭ x ৩৬৫
[ঘ] ২৪ x ৩০ x ৩৬৫
২৫৭. সরকারি দপ্তরসমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে কোনটি চালুর ফলে? (অনুধাবন)
[ক] ই-মেইল
✅ ই-গভর্ন্যান্স
[গ] ই-সার্ভিস
[ঘ] ই-পূর্জি
২৫৮. কীভাবে সরকারি কর্মীদের দক্ষতা বাড়ানো সম্ভব? (অনুধাবন)
[ক] বেতন বৃদ্ধি করে
[খ] শাস্তির ব্যবস্থা করে
[গ] ই-সার্ভিস চালু করে
✅ ই-গভর্ন্যান্স চালু করে
২৫৯. সকল ক্ষেত্রে নিচের কোনটি চালু হলে দেশ সুশাসনের পথে এগিয়ে যাবে? (জ্ঞান)
✅ ই-গভর্ন্যান্স
[খ] ই-সার্ভিস
[গ] ই-সেবা কেন্দ্র
[ঘ] ই-মেইল
২৬০. ই-সেবা কেন্দ্রে চালু হয়েছে দেশের কোন ভৌগোলিক সীমারেখা ভিত্তি করে?
[বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়][ক] জেলা
[খ] থানা
[গ] গ্রাম
✅ ইউনিয়ন
২৬১. রাষ্ট্রীয় সুবিধাগুলো সহজে প্রাপ্তির ক্ষেত্রে কোনটি সহায়ক ভূমিকা পালন করে?
[বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়][ক] ই-লার্নিং
[খ] ই-কমার্স
✅ ই-সার্ভিস
[ঘ] ই-ক্লাসরুম
নবম-দশম শ্রেণির আইসিটি mcq | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬২. গভর্ন্যান্স বা সুশাসনের জন্য দরকার-
i. স্বচ্ছতা
ii. সহযোগিতা
iii. জবাবদিহিতা
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii