SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৪ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গার্হস্থ্য বিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-১৪

SSC Home Science
MCQ
Question and Answer pdf download

বিষয় সংক্ষেপঃ
মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্যের পরই বস্ত্রের স্থান। বস্ত্র তৈরি হয় সুতা থেকে আর সুতা তৈরি হয় তন্তু থেকে। তাই মানুষ তার প্রয়োজনে নানারকম তন্তু আবিষ্কার করেছে এবং করছে। তন্তুর উৎস প্রাকৃতিক হতে পারে আবার কৃত্রিমও হতে পারে। প্রাথমিক পর্যায়ে বস্ত্র তৈরির উপকরণ ছিল সুতি, লিনেন, রেশম ও পশম তন্তু। পরবর্তীতে রেয়ন, নাইলন, ভিনিয়ন, সরণ ইত্যাদি নামের অনেক কৃত্রিম তন্তু আবিষ্কৃত হয়েছে। বাজারে নানা ধরনের প্রাকৃতিক, কৃত্রিম ও মিশ্র তন্তুর বস্ত্র দেখা যায়।

অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বয়ন তন্তুর প্রধান বা মুখ্য গুণাবলি কোনটি?
[ক] বিশোষণ
✅ নমনীয়তা
[গ] সংকোচন
[ঘ] উজ্জ্বলতা

২. তন্তুর ব্যাসের ওপর কাপড়ের কোন বৈশিষ্ট্যটি নির্ভরশীল?
[ক] উজ্জ্বলতা
[খ] খসখসে
[গ] স্থিতিস্থাপকতা
✅ নমনীয়তা

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
আনীদ বৃষ্টিতে ভিজে এসে তার স্কুল ড্রেস খুলে রাখল। দুই দিন পর তার মা ধোয়ার জন্য বের করে দেখলেন জামায় ছোট ছোট কালো দাগ পড়েছে। ফলে জামাটি পরার অনুপযুক্ত হয়ে পড়েছে।

৩. আনীদের জামাটি কোন তন্তুর তৈরি?
[ক] রেশম
✅ সুতি
[গ] পশম
[ঘ] নাইলন

৪. আনীদের জামাটি পরার উপযোগী করার উপায় হলো-
i. ব্লিচিংয়ের ব্যবহার
ii. ধোয়ার সময় ঘষে ঘষে ধোয়া
iii. গাঢ় এসিডে ধোয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

📖 পাঠ-১ : বস্ত্র তৈরির উপযোগী তন্তু
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫. মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্যের পর কোনটির অবস্থান? (জ্ঞান)
[ক] গৃহ
✅ বস্ত্র
[গ] বিনোদন
[ঘ] চিকিৎসা

৬. সাধারণত বস্ত্র তৈরি হয় কী থেকে? (জ্ঞান)
[ক] রেশম
[খ] পশম
✅ সুতা
[ঘ] কাপড়

৭. বস্ত্র তৈরির কাঁচামাল কোনটি? (জ্ঞান)
[শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] আঁশ
[খ] সুতা
✅ বয়ন তন্তু
[ঘ] তুলা

৮. তন্তু বলতে যেকোনো প্রকার আঁশকে বোঝালেও বস্ত্র শিল্পের ক্ষেত্রে অধিক উপযোগী কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] পাট
[খ] তুলা
[গ] রেশম
✅ বয়ন তন্তু

৯. বস্ত্রের ক্ষুদ্রতম মৌলিক একককে কী বলে? (জ্ঞান)
[বীণাপানি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ]
✅ বয়ন তন্তু
[খ] আঁশ
[গ] সুতা
[ঘ] বুনন

১০. টেক্সটাইল শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? (জ্ঞান)
[সরকারি বালিকা বিদ্যালয়, বরিশাল]
[ক] টেক্স
✅ টেক্সো
[গ] টাক্সা
[ঘ] টেক্সাস

১১. টেক্সো কী শব্দ? (জ্ঞান)
[ক] ফারসি
[খ] ইংরেজি
✅ ল্যাটিন
[ঘ] তুর্কি

১২. টেক্সো শব্দের অর্থ কী? (জ্ঞান) [মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] বয়ন তন্তু
✅ বুনন করা
[গ] বস্ত্র বয়নসংক্রান্ত
[ঘ] সুতা

১৩. বয়ন তন্তুর বৈশিষ্ট্যগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৪. গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে রাহেলা আপা তন্তুর নমনীয়তা, সমরূপতা, উজ্জ্বলতা ইত্যাদি গুণ সম্পর্কে ছাত্রীদের ধারণা দিলেন। ছাত্রীরা বয়ন তন্তুর কোন ধরনের গুণ সম্পর্কে ধারণা লাভ করল? (প্রয়োগ)
✅ মুখ্য
[খ] গৌণ
[গ] মাধ্যমিক
[ঘ] সাধারণ

১৫. তন্তুর ব্যাস যত সূক্ষ হবে তন্তু তত কেমন হবে? (অনুধাবন)
[ক] খসখসে ও রু‏ক্ষ
[খ] খসখসে ও উজ্জ্বল
✅ নমনীয় ও মসৃণ
[ঘ] নমনীয় ও উজ্জ্বল

১৬. অধিকাংশ প্রাকৃতিক তন্তুতেই এই বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এখানে কোন বৈশিষ্ট্যটির প্রতি ইঙ্গিত করা হয়েছে ? (প্রয়োগ)
[ক] ব্যাস অত্যন্ত সূক্ষ
✅ ব্যাসের চেয়ে দৈর্ঘ্য বড়
[গ] ব্যাসের চেয়ে দৈর্ঘ্য ছোট
[ঘ] স্থিতিস্থাপকতা অনেক বেশি

১৭. বয়ন তন্তুর পর্যাপ্ত কী থাকতে হবে? (জ্ঞান)
✅ শক্তি
[খ] নমনীয়তা
[গ] ঔজ্জ্বল্য
[ঘ] আঁশ

১৮. পূজা উপলক্ষে শর্মিলাকে তার মা অত্যন্ত নমনীয় ও মসৃণ কাপড়ের একটা জামা কিনে দিলেন। শর্মিলার জামার তন্তুর ব্যাস কী ধরনের? (প্রয়োগ)
[ক] অত্যন্ত মোটা
✅ অত্যন্ত সূক্ষ
[গ] মাঝারি
[ঘ] সামান্য মোটা

১৯. তন্তুর শক্তি পরীক্ষা করা হয় কী দ্বারা? (অনুধাবন)
[ক] তন্তুর ব্যাস কতটুকু সূক্ষ
[খ] তন্তুর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কতটুকু
✅ তন্তু কতটুকু টান সহ্য করতে পারে
[ঘ] তন্তু কতটা নমনীয়

২০. বয়ন তন্তুর গৌণ গুণাবলি কোনটি? (জ্ঞান)
[ক] নমনীয়তা
[খ] সমরূপতা
✅ স্থিতিস্থাপকতা
[ঘ] শক্তি

২১. সুতা বা বস্ত্রকে ভাঁজ করতে হলে তাকে কোন গুণের অধিকারী হতে হবে? (জ্ঞান)
✅ নমনীয়তা
[খ] রেসিলিয়েন্সি
[গ] স্থিতিস্থাপকতা
[ঘ] তাপ পরিবাহিতা

২২. কোন গুণটির কারণে বয়ন তন্তু সুতা দিয়ে পাকানো যায়? (জ্ঞান)
[ক] দৈর্ঘ্য প্রস্থের অনুপাত
[খ] তন্তুর অন্তর্নিহিত শক্তি
✅ নমনীয়তা
[ঘ] আসঞ্জনপ্রবণতা

২৩. কোন বৈশিষ্ট্যের কারণে তন্তুর ছোট ছোট অংশগুলো একে অপরের সাথে জড়িত থাকে? (জ্ঞান)
[ক] দৈর্ঘ্য প্রস্থের অনুপাত
[খ] তন্তুর অন্তর্নিহিত শক্তি
[গ] নমনীয়তা
✅ আসঞ্জনপ্রবণতা

২৪. তন্তুকে ভাঁজ করা, মোড়ানো বা কুঁচকানোর পর আগের অবস্থায় ফিরে আসার ক্ষমতাকে কী বলে? (জ্ঞান)
[ক] স্থিতিস্থাপকতা
[খ] নমনীয়তা
[গ] আসঞ্জনপ্রবণ
✅ রেসিলিয়েন্সি

২৫. বস্ত্রের কুঞ্চন প্রতিরোধের জন্য তন্তুর কোন গুণটি প্রয়োজন? (জ্ঞান)
✅ রেসিলিয়েন্সি
[খ] উজ্জ্বলতা
[গ] বিশোষণ
[ঘ] স্থিতিস্থাপকতা

২৬. যেসব বস্ত্রের স্থিতিস্থাপকতা ভালো তাদের কোন গুণটি থাকে? (অনুধাবন)
[ক] অন্তর্নিহিত শক্তি
[খ] উজ্জ্বলতা
✅ রেসিলিয়েন্সি
[ঘ] বিশোষণ

SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৪

২৭. স্বাভাবিক চাকচিক্যের কারণে রেশম তন্তুকে তন্তুর রানি হিসেবে গণ্য করা হয়। এটি রেশম তন্তুর কী ধরনের বৈশিষ্ট্য? (উচ্চতর দক্ষতা)
[ক] রেসিলিয়েন্সি
✅ উজ্জ্বলতা
[গ] বিশোষণ
[ঘ] স্থিতিস্থাপকতা

২৮. আজকাল বিভিন্ন ধরনের তন্তুতে কীভাবে চাকচিক্য সৃষ্টি করা যায়? (অনুধাবন)
[ক] বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে
[খ] বিভিন্ন তন্তু মিশ্রণের মাধ্যমে
✅ সমাপ্তিকরণ প্রক্রিয়ার মাধ্যমে
[ঘ] উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে

২৯. রং ও ফিনিশ প্রয়োগ করার জন্য তন্তুর যুক্তিযুক্ত বৈশিষ্ট্য কোনটি?
(উচ্চতর দক্ষতা)
[ক] ঔজ্জ্বল্য
✅ বিশোষণ
[গ] সমরূপতা
[ঘ] রেসিলিয়েন্সি

৩০. বয়ন তন্তুর কোন ক্ষমতা থাকলে বস্ত্র তাড়াতাড়ি শুকায়? (জ্ঞান)
[ক] সমরূপতা
[খ] নমনীয়তা
✅ বিশোষণ
[ঘ] স্থিতিশীলতা

৩১. তাপ পরিবাহক হিসেবে কোন তন্তুর মান সবার উপরে? (জ্ঞান)
[ক] পশম
[খ] র‌্যামি
✅ ফ্ল্যাক্স
[ঘ] সিল্ক

৩২. কোন তন্তু তাপ কুপরিবাহী? (জ্ঞান)
[ক] বীজ
[খ] পল্লব
[গ] খনিজ
✅ প্রোটিন

৩৩. সিল্ক ও উলের পোশাক শীতকালের জন্য উপযোগী কেন? (অনুধাবন)
[ক] তাপ সুপরিবাহী বলে
✅ তাপ কুপরিবাহী বলে
[গ] অন্যান্য কাপড়ের তুলনায় মোটা বলে
[ঘ] বাতাস ঢুকতে পারে না বলে

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৪. বয়ন তন্তু বলতে বোঝায়- (অনুধাবন)
i. যেকোনো আঁশ বা তন্তু
ii. বস্ত্র তৈরির কাঁচামাল
iii. বস্ত্রের মৌলিক ক্ষুদ্রতম একক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫. বয়ন তন্তুর মুখ্য গুণাবলিগুলো হলো- (অনুধাবন)
i. দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ও তন্তুর অন্তর্নিহিত শক্তি
ii. নমনীয়তা ও আসঞ্জনপ্রবণ
iii. উজ্জ্বলতা ও বিশোষণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬. বয়ন তন্তুর গৌণ বা মাধ্যমিক গুণাবলিগুলো হলো- (অনুধাবন)
i. স্থিতিস্থাপকতা ও সংকোচন
ii. রেসিলিয়েন্সি ও তাপ পরিবাহিতা
iii. উজ্জ্বল ও বিশোষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৭. তন্তুর ব্যাস যত সূক্ষ হবে, তন্তু তত- (অনুধাবন)
i. মসৃণ হবে
ii. নমনীয় হবে
iii. স্থিতিস্থাপক হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৮. রেসিলিয়েন্সি বলতে তন্তুর যে ক্ষমতাকে বোঝায়- (অনুধাবন)
i. ভাঁজ করার পর আগের অবস্থায় ফিরে আসা
ii. মোচড়ানোর পর আগের অবস্থায় ফিরে আসা
iii. কুঁচকানোর পর আগের অবস্থায় ফিরে আসা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৯. বয়ন তন্তুর উজ্জ্বলতা হলো তন্তুর- (অনুধাবন)
i. নিজস্ব চাকচিক্য
ii. মসৃণ ও দীপ্তিময় ভাব
iii. তাপ পরিবাহকত্ব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০. বয়ন তন্তুর স্থিতিস্থাপক বৈশিষ্ট্যের কারণে বস্তুটি- (উচ্চতর দক্ষতা)
i. টানলে প্রসারিত হয়
ii. সুতার মান ভালো হয়
iii. টেনে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১. সমরূপতা বৈশিষ্ট্যের কারণে- (অনুধাবন)
i. সুতা সমান হয়
ii. সুতার মান ভালো হয়
iii. সুতা মসৃণ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২. শীতকালের পোশাকের জন্য উপযোগী তন্তু হলো- (অনুধাবন)
i. সুতি
ii. পশম
iii. রেশম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও:
গরমকালে ব্যবহার করার জন্য সুমিকে তার মা কিছুদিন আগে একটা জামা কিনে দিয়েছিল। আজ বাইরের আবহাওয়া গরম থাকায় সুমি সে জামাটি বের করে পড়ল এবং পরে খুব আরাম ও স্বাচ্ছন্দ্যবোধ করল।

৪৩. সুমির জামাটি যে তন্তু দিয়ে তৈরি তার মুখ্য গুণ কোনটি? (প্রয়োগ)
✅ সমরূপতা
[খ] উজ্জ্বলতা
[গ] বিশোষণ
[ঘ] তাপ পরিবাহিতা

৪৪. সুমির জামা সম্পর্কে সঠিক মন্তব্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. ধুলে আকৃতি নষ্ট হয়ে যায়
ii. তাড়াতাড়ি শুকায়
iii. চাকচিক্য সমৃদ্ধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

📖 পাঠ- ২ : তন্তুর শ্রেণিবিভাগ
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৫. বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে তন্তুর শ্রেণিবিন্যাসে কোনটি লক্ষণীয়?
(উচ্চতর দক্ষতা)
[ক] প্রচলন
[খ] আবিষ্কার
✅ পরিবর্তন
[ঘ] অগ্রগতি

৪৬. তন্তুর শ্রেণিবিভাগ প্রথমদিকে কেমন ছিল? (অনুধাবন)
✅ সহজ-সরল
[খ] কঠিন
[গ] স্বাভাবিক
[ঘ] দুর্বোধ্য

৪৭. প্রথমদিকের তন্তুর শ্রেণিবিভাগ অপ্রচলিত হয়ে পড়ার কারণ কী? (অনুধাবন)
[ক] পুরাতন তন্তুর ধ্বংস
[খ] পুরাতন তন্তুর প্রসারতা
✅ কৃত্রিম তন্তুর আবিষ্কার
[ঘ] কৃত্রিম তন্তুর প্রসারতা

৪৮. উৎস অনুযায়ী বয়ন তন্তুকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৪৯. প্রাকৃতিক তন্তু কত প্রকার? (জ্ঞান)
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] ছয়

৫০. উদ্ভিজ্জ তন্তুগুলোকে সেলুলোজিক তন্তু বলা হয় কেন? (অনুধাবন)
[ক] উদ্ভিদ মাটিতে জন্মায় বলে
[খ] উদ্ভিদ থেকে পাওয়া যায় বলে
✅ উদ্ভিজ্জ তন্তুগুলো সেলুলোজিক ভিত্তিক বলে
[ঘ] উদ্ভিজ তন্তুগুলো গাছের ডগায় পাওয়া যায় বলে

৫১. বীজ তন্তুর আঁশগুলো কোথায় অবস্থান করে? (জ্ঞান)
[ক] বীজের ভেতরে
[খ] বীজের মধ্যখানে
✅ বীজের চারপাশে
[ঘ] বীজের উপরের অংশে

৫২. কোনটি বীজ তন্তু? (জ্ঞান)
✅ তুলা
[খ] পাট
[গ] রেশম
[ঘ] সরণ

৫৩. গাছের কোন অংশ থেকে বৃক্ষ কোষ তন্তু পাওয়া যায়? (জ্ঞান)
[ক] শিকড়
[খ] মূল
[গ] ডাল
✅ কাণ্ড

৫৪. ‘পল্লব তন্তু’ এর অপর নাম কী? (জ্ঞান)
✅ ভাসকুলার ফাইবার
[খ] সিড ফাইবার
[গ] ভেজিটেবল ফাইবার
[ঘ] বাস্ট ফাইবার

৫৫. কোনটি পল্লব তন্তু? (জ্ঞান)
✅ সিসাল
[খ] তুলা
[গ] ক্যাপক
[ঘ] ফ্ল্যাক্স

৫৬. কোন তন্তুকে প্রোটিন তন্তু গণ্য করা হয়? (জ্ঞান)
[ক] উদ্ভিজ্জ
✅ প্রাণিজ
[গ] খনিজ
[ঘ] রাবার

৫৭. প্রাণিজ তন্তুর মূল উপাদান কী? (জ্ঞান)
✅ প্রোটিন
[খ] সিলিকেট
[গ] ফাইবার
[ঘ] খনিজ লবণ

৫৮. রাবিতা তাঁতে কাপড় বুননের সময় গুটি পোকার লালা নিঃসৃত পদার্থ ব্যবহার করে। রাবিতা কোন ধরনের তন্তুর কাপড় বুনে? (প্রয়োগ)
[ক] তুলা
[খ] পশম
[গ] পল্লব
✅ সিল্ক

৫৯. মাটির নিচে বিভিন্ন ধরনের কঠিন শিলার স্তরে স্তরে এক প্রকার আঁশ জমা হয়, এটি কী হিসেবে স্বীকৃত? (অনুধাবন)
[ক] জটিল সিলিকেট
[খ] পঞ্চম তন্তু হিসেবে
✅ এসবেসটস নামক বয়ন তন্তু
[ঘ] খনিজ লবণ

৬০. প্রাকৃতিক রাবার থেকে কীভাবে বিভিন্ন প্রকার তন্তু ও সুতা তৈরি করা হয়? (অনুধাবন)
[ক] প্রাকৃতিক উপায়ে
[খ] রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে
✅ বিশেষ প্রক্রিয়ায় সংকোচন করে
[ঘ] চিকন করে কেটে রোদে শুকিয়ে

৬১. বিভিন্ন পদার্থ বা রাসায়নিক দ্রব্যাদির সংমিশ্রণ ঘটিয়ে যে তন্তু তৈরি করা হয় তাদের কী বলে? (জ্ঞান)
[ক] খনিজ তন্তু
[খ] বীজ তন্তু
[গ] রাসায়নিক তন্তু
✅ কৃত্রিম তন্তু

৬২. উৎস ও রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে কৃত্রিম তন্তুকে কত ভাগে ভাগ করা হয়?
[ক] ২
[খ] ৪
✅ ৬
[ঘ] ৮

৬৩. শাহাদাত হোসেন ভিসকোস রেয়ন তৈরি করেন। তন্তু তৈরিতে তিনি কোন প্রক্রিয়াটি ব্যবহার করেন? (প্রয়োগ)
[ক] প্রাকৃতিক
[খ] কৃত্রিম
[গ] ভৌত
✅ রাসায়নিক

৬৪. খালিঘরের জন্য কোনটি উপযুক্ত? (প্রয়োগ)
[ক] ধাতব তন্তু
[খ] প্রোটিন তন্তু
[গ] খনিজ তন্তু
✅ সাংশ্লেষিক তন্তু

৬৫. কোন তন্তু বাণিজ্যিকভাবে সফলতা লাভ করেনি? (জ্ঞান)
[ক] সাংশ্লেষিক
✅ প্রোটিন
[গ] খনিজ
[ঘ] ধাতব

৬৬. সিলিকা, লাইমস্টোন এবং অন্যান্য খনিজ উপাদান একত্র করে কোন তন্তু গঠন করা হয়? (জ্ঞান)
✅ গ্লাস
[খ] নাইলন
[গ] এজলন
[ঘ] ক্যাসিন

৬৭. অ্যালুমিনিয়াম, রুপা, সোনা প্রভৃতি ধাতু অপদ্রব্যের সাথে উত্তোলন করে পরিশুদ্ধ করে কোন তন্তু তৈরি করা হয়? (জ্ঞান)
[ক] খনিজ
✅ ধাতব
[গ] সাংশ্লেষিক
[ঘ] প্রোটিন

৬৮. সমুদ্র শৈবাল থেকে প্রাপ্ত তন্তুর নাম কী? (জ্ঞান)
[ক] ক্যাসিন
[খ] সিলিকা
✅ এলজিনেট
[ঘ] এজলন

৬৯. এলজিনেট তন্তুর গুরুত্ব তুলনামূলকভাবে কম কেন? (অনুধাবন)
[ক] মান ভালো নয় বলে
✅ পানিতে দ্রবীভূত হয় বলে
[গ] পানি দূষণ করে বলে
[ঘ] দুর্লভ তন্তু বলে

৭০. কখন মানুষ কৃত্রিম তন্তু আবিষ্কার করতে সক্ষম হয়? (জ্ঞান)
[ক] বিংশ শতাব্দীর প্রারম্ভে
[খ] বিংশ শতাব্দীর শেষে
✅ উনবিংশ শতাব্দীর প্রারম্ভে
[ঘ] উনবিংশ শতাব্দীর শেষে

৭১. কোন সাল থেকে কৃত্রিম তন্তুর উদ্ভাবন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে? (জ্ঞান)
[ক] ১৭০০
[খ] ১৮০০
✅ ১৯০০
[ঘ] ২০০০

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭২. উৎস অনুযায়ী বয়ন তন্তুর ভাগগুলো হলো- (অনুধাবন)
i. প্রাকৃতিক তন্তু
ii. কৃত্রিম তন্তু
iii. খনিজ তন্তু

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. উদ্ভিজ্জ তন্তুর বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. উদ্ভিজ্জ জগৎ থেকে পাওয়া যায়
ii. সেলুলোজ দিয়ে গঠিত
iii. মূল উপাদান প্রোটিন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৪. পল্লব তন্তু পাওয়া যায়- (অনুধাবন)
i. গাছের পাতায়
ii. গাছের ডাটায়
iii. গাছের মূলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৫. পশম তন্তু হিসেবে যেসব পশুর লোম ব্যবহার করা হয়- (অনুধাবন)
i. আলপাকা
ii. মোহেয়ার
iii. এঙ্গোরা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৬. এসবেসটস নামক বয়ন তন্তু প্রতিরোধ করতে পারে- (অনুধাবন)
i. এসিড
ii. আগুন
iii. মরীচিকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৭. কৃত্রিম তন্তুর বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. প্রাকৃতিকভাবে জন্মায়নি
ii. কাঁচামাল প্রাকৃতিক বা রাসায়নিক হতে পারে
iii. দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ন্ত্রণ করা যায় না

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. প্রাকৃতিক সেলুলোজ ভিত্তিক পদার্থ হলো- (অনুধাবন)
i. কার্বন
ii. কাঠের গুঁড়া
iii. ছোট তুলার আঁশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. সেলুলোজিক তন্তুর উদাহরণ হলো- (অনুধাবন)
i. ভিনিয়ন
ii. ভিসকোস রেয়ন
iii. কিউপ্রামোনিয়াম রেয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. প্রাকৃতিকভাবে সেলুলোজভিত্তিক নয় এমন পদার্থ হচ্ছে- (অনুধাবন)
i. কার্বন ও হাইড্রোজেন
ii. এসিটেট ও ট্রাই-এসিটেট
iii. অক্সিজেন ও নাইট্রোজেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. সাংশ্লেষিক তন্তুর উদাহরণ হলো- (অনুধাবন)
i. একরাইলিক
ii. পলিয়েস্টার
iii. ভিনিয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮২. এলজিনেট তন্তুর বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. পানিতে দ্রবীভূত হয়
ii. সমুদ্র শৈবাল থেকে প্রাপ্ত
iii. গুরুত্ব তুলনামূলকভাবে অনেক বেশি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও:
রমিজ আলী একজন ফায়ার সার্ভিস কর্মী। কোথাও আগুন লাগলে সে তার দলের সাথে বিশেষ এক ধরনের পোশাক পরে আগুন নিভাতে যায়। পোশাকটি তাদের আগুন থেকে রক্ষা করে।

৮৩. রমিজ আলীর বিশেষ পোশাকটি কোন তন্তুর অন্তর্গত? (প্রয়োগ)
[ক] ফ্ল্যাক্স
✅ এসবেসটস
[গ] রেশম
[ঘ] র‌্যামী

৮৪. রমিজ আলীর পোশাকের ক্ষেত্রে প্রযোজ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. এসিডে নষ্ট হয় না
ii. বাতাস ঢোকে না
iii. মরিচা পড়ে না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও:
তানভীর রহমান একজন সচেতন ব্যক্তি। তিনি বর্ষার সময়ে পলিয়েস্টারের, শীতের সময় উলের এবং গ্রীষ্মের সময় লিনেনের কাপড় পরিধান করেন।

৮৫. তানভীর রহমান বর্ষার সময়ে কোন ধরনের তন্তুর কাপড় পরিধান করেন? (প্রয়োগ)
[ক] প্রাকৃতিক তন্তুর
✅ কৃত্রিম তন্তুর
[গ] উদ্ভিজ্জ তন্তুর
[ঘ] প্রাণিজ তন্তুর

৮৬. উক্ত ধরনের তন্তুর আওতায় রয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. প্রাণিজ লোম
ii. ধাতব তন্তু
iii. প্রোটিন তন্তু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

📖 পাঠ : ৩-৪ : বিভিন্ন তন্তুর ব্যবহার
◭ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৭. কোন তন্তুর বস্ত্র তাপ সহ্য করতে পারে? (অনুধাবন)
✅ তুলা
[খ] রেশম
[গ] রেয়ন
[ঘ] নাইলন

৮৮. কোন তন্তু অনেকদিন সূর্যালোকের সংস্পর্শে হলুদ বর্ণ ধারণ করে? (অনুধাবন)
[ক] পশম
[খ] রেশম
[গ] রেয়ন
✅ তুলা

৮৯. রুনি স্কুল থেকে ফিরে কাপড় ছেড়ে স্যাঁতসেঁতে জায়গায় রাখল। পরদিন সে দেখলো কাপড়ে তিলা পড়েছে। এটি কোন তন্তুর বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
[ক] তুলা তন্তু
✅ রেশম তন্তু
[গ] ফ্ল্যাক্স তন্তু
[ঘ] রেয়ন তন্তু

৯০. কোন তন্তুর অর্থনৈতিক মূল্য বেশি? (অনুধাবন)
[ক] ফ্ল্যাক্স
[খ] রেয়ন
✅ তুলা
[ঘ] নাইলন

৯১. কোন তন্তুর কাপড় ব্লিচিং করা যায়? (জ্ঞান)
[ক] রেশম
✅ তুলা
[গ] পশম
[ঘ] নাইলন

৯২. কোন তন্তু পানিতে ভেজালে শক্তি বৃদ্ধি পায়? (জ্ঞান)
✅ তুলা
[খ] পশম
[গ] রেশম
[ঘ] নাইলন

৯৩. বিলাসবহুল ও ফ্যাশনেবল বস্ত্র তৈরিতে কোন তন্তু ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] সুতি
[খ] ফ্ল্যাক্স
[গ] পশম
✅ রেশম

৯৪. কোন তন্তু ওজনে হালকা? (জ্ঞান)
[ক] রেয়ন
[খ] নাইলন
[গ] পশম
✅ রেশম

৯৫. শীতবস্ত্র হিসেবে কোন তন্তু ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] রেশম
[খ] নাইলন
✅ পশম
[ঘ] রেয়ন

৯৬. কোন তন্তু মানবদেহের জন্য উপযোগী ও স্বাস্থ্যসম্মত? (জ্ঞান)
✅ সুতি
[খ] ফ্ল্যাক্স
[গ] রেশম
[ঘ] পশম

৯৭. কোনটি রেয়ন তন্তুর গুণ? (অনুধাবন)
[ক] বিলাসবহুল
✅ আকর্ষণীয় রূপ
[গ] স্থিতিস্থাপক
[ঘ] পানি শোষণ ক্ষমতা বেশি

৯৮. আতাউর সাহেব কাপড় কিনতে গিয়ে দোকানিকে বললেন, এমন কাপড় দেন যা সহজে ময়লা হয় না, সূর্যালোকে নষ্ট হয় না। তিনি আসলে কোন তন্তুর কাপড় চাইছিলেন? (প্রয়োগ)
[ক] পাট
✅ ফ্ল্যাক্স
[গ] রেশম
[ঘ] পশম

৯৯. শাহিদা দামি ও টেকসই কাপড় দিয়ে একটি ডিজাইনযুক্ত জামা তৈরির সিদ্ধান্ত নিল। তার জন্য কোন কাপড়টি ভালো হবে? (প্রয়োগ)
[ক] লিনেন
[খ] সুতি
✅ রেশমি
[ঘ] পশমি

১০০. কোন তন্তুর কাপড় বর্ষায় ব্যবহার উপযোগী? (জ্ঞান)
[ক] সুতি
[খ] পশম
✅ নাইলন
[ঘ] রেশম

১০১. কোন তন্তুর ময়লার প্রতি আকর্ষণ কম? (জ্ঞান)
✅ নাইলন
[খ] সুতি
[গ] পশম
[ঘ] রেশম
Share:

0 Comments:

Post a Comment