SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৮ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গার্হস্থ্য বিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-১৮

SSC Home Science
MCQ
Question and Answer pdf download

বিষয় সংক্ষেপঃ
পোশাক ব্যক্তির সৌন্দর্যবোধ, রুচি এবং ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরে। নিজের পছন্দমতো পোশাক শুধু ক্রয় করলেই চলে না; বরং পোশাককে কর্মক্ষম, উপযোগী ও টেকসই রাখতে হলে পোশাকের যত্ন অপরিহার্য হয়ে পড়ে। সঠিক নিয়মে যত্ন নিলে কাপড়চোপড় অনেক দিন টেকে, সুন্দর অবস্থায় থাকে এবং অর্থের সাশ্রয় হয়। পরিষ্কার ও পরিপাটি পোশাক দেহ ও মনের সুস্থতা বজায় রাখে।

অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. সহজলভ্য উত্তম পরিষ্কারক দ্রব্য কোনটি?
[ক] ডিটারজেন্ট
[খ] রিঠা
[গ] গঁদ
✅ সাবান

২. বারবার পানি দিয়ে ধুয়ে কাপড় থেকে সাবান ও ময়লা বের করাকে কী বলা হয়?
[ক] কলপ দেওয়া
[খ] হাওয়া লাগানো
✅ প্রক্ষালন করা
[ঘ] শুষ্ক ধৌতকরণ

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
মিসেস রেবা শীতের মৌসুমের পর গরম কাপড়গুলো উঠিয়ে রাখেন। পরেরবার শীতের মৌসুমের আগে কাপড়গুলো ব্যবহার করতে গিয়ে দেখেন অনেকগুলো কাপড় পোকার দ্বারা নষ্ট হয়েছে।

৩. মিসেস রেবাকে কাপড়টি সংরক্ষণের আগে প্রথমেই কী করতে হতো?
[ক] কাপড়ের ভাঁজে ভাঁজে নেপথলিন দেওয়া
[খ] নিমপাতা, তামাকপাতা কাপড়ে দেওয়া
✅ সঠিক নিয়মে কাপড় ধুয়ে শুকিয়ে রাখা
[ঘ] সংরক্ষণের আগে আলমারিতে কীটনাশক স্প্রে করা

৪. কাপড়টি নষ্ট হওয়ার কারণ-
i. কাপড়গুলোর ওপর কীটনাশক ওষুধ স্প্রে করা হয়নি
ii. মাঝে মাঝে হালকা রোদ ও বাতাসে কাপড় শুকানো হয়নি
iii. কালোজিরা, চাপাতা, নিমপাতা ব্যবহার করা হয়নি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

📖 পাঠ-১ : বস্ত্র ধৌতকরণ
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫. পুরানো বা জীর্ণ পোশাককে কীভাবে নতুনভাবে ব্যবহারোপযোগী করে তোলা যায়? (অনুধাবন)
[ক] কাউকে দেওয়ার মাধ্যমে
✅ উপযুক্ত সংস্কারের মাধ্যমে
[গ] ফেলে দেওয়ার মাধ্যমে
[ঘ] বাক্সে তুলে রাখার মাধ্যমে

৬. পোশাকের যত্নের সবচেয়ে অধিক প্রচলিত পদ্ধতি কোনটি? (জ্ঞান)
[ক] ইস্ত্রি করা
✅ ধৌত করা
[গ] রোদে দেওয়া
[ঘ] মাড় দেওয়া

৭. বস্ত্র ধৌতকরণের মূল উদ্দেশ্য কয়টি? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৮. বাড়ির বেশির ভাগ কাপড় সাবান দিয়ে কাচার যথার্থ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] কম ক্ষারযুক্ত
✅ সহজলভ্য
[গ] সুগন্ধময়
[ঘ] ঔজ্জ্বল্য বৃদ্ধি করে

৯. সাবানে কস্টিক সোডার পরিমাণ বেশি থাকলে কী হবে? (অনুধাবন)
✅ বস্ত্র পরিষ্কারের অনুপযোগী হবে
[খ] বস্ত্র বেশি পরিষ্কার হবে
[গ] বস্ত্রের ঔজ্জ্বল্য বাড়বে
[ঘ] বস্ত্রের কাঠিন্য বজায় থাকবে

১০. বস্ত্র পরিষ্কারক সাবান অবশ্যই কিরূপ হবে? (অনুধাবন)
[ক] অমসৃণ
[খ] গাঢ় রঙের
✅ শক্ত
[ঘ] নরম

১১. কাপড় কাচার কোন আনুষঙ্গিক দ্রব্যটি আমাদের দেশে সহজলভ্য নয়? (জ্ঞান)
[ক] ভিনিগার
✅ বোরাক্স
[গ] বরিক এসিড
[ঘ] ক্লোরিন

১২. বোরাক্স কাপড়ে কাঠিন্য এবং ঔজ্জ্বল্য সৃষ্টি করতে ব্যবহার করা হয়ে থাকে। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ বোরাক্স জলীয় দ্রবণ ক্ষারীয়
[খ] বোরাক্স পানির প্রসারণ ক্ষমতা বাড়ায়
[গ] বোরাক্স ক্ষারবিহীন পরিষ্কারক উপকরণ
[ঘ] বোরাক্স কাপড়ে নীলাভ শুভ্রতা সৃষ্টি করে

১৩. কোনটিকে সোডিয়াম কার্বনেট বলে? (জ্ঞান)
[ক] রিঠা
[খ] লবণ
[গ] ভিনিগার
✅ কাপড় কাচার সোডা

১৪. রোমানা তার তৈলাক্ত লিনেন কাপড়ের পোশাকটি পরিষ্কার করার জন্য কোন পরিষ্কারক দ্রব্য দিয়ে সিদ্ধ করবে? (প্রয়োগ)
[ক] রিঠা
[খ] অ্যামোনিয়া
✅ কাপড় কাচার সোডা
[ঘ] তুষের জল

১৫. আরিফা বেগম কাপড় পরিষ্কার করতে অন্যান্য পরিষ্কারক দ্রব্যের পাশাপাশি কাপড় কাচার সোডাও ব্যবহার করে। তবে তিনি কোন ধরনের কাপড়ে এটি ব্যবহার করবেন না? (প্রয়োগ)
[ক] সুতি ও রেশম
[খ] লিনেন ও পশম
✅ রেশম ও পশম
[ঘ] সুতি ও লিনেন

১৬. রেশমি ও পশমি কাপড়ে সোডা ব্যবহার করা যায় না কেন? (অনুধাবন)
✅ ক্ষারের পরিমাণ বেশি থাকে
[খ] কাপড়ে হলুদ ভাব চলে আসে
[গ] ক্ষারের পরিমাণ কম থাকে
[ঘ] এতে তীব্র গ্যাস থাকে

১৭. জামিলা কাপড় পরিষ্কারের ক্ষেত্রে চাল, আলু, ভুট্টা ইত্যাদি থেকে প্রস্তুতকৃত এক ধরনের আনুষঙ্গিক দ্রব্য ব্যবহার করেন। তিনি নিচের কোন আনুষঙ্গিক দ্রব্যটি ব্যবহার করেন? (প্রয়োগ)
[ক] রিঠা
✅ স্টার্চ
[গ] গঁদ
[ঘ] ভিনিগার

১৮. রেশম বস্ত্রে কাঠিন্য সৃষ্টি করতে কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] লবণ
✅ গঁদ
[গ] স্টার্চ
[ঘ] অ্যামোনিয়া

১৯. বর্তমানে আমাদের দেশে কোন পরিষ্কারক দ্রব্যটির বহুল ব্যবহার দেখা যায়? (জ্ঞান)
[ক] সাবান
[খ] বোরাক্স
[গ] অ্যামোনিয়া
✅ গুঁড়া সাবান

২০. গুঁড়া সাবান কাপড়ের ধরন বুঝে ব্যবহার করতে হয় কেন? (অনুধাবন)
[ক] সোডিয়াম কার্বনেট থাকে বলে
✅ ক্ষার জাতীয় উপাদান থাকে বলে
[গ] ক্ষারবিহীন পরিষ্কারক উপাদান বলে
[ঘ] বস্ত্রের উজ্জ্বলতা হ্রাস পায় বলে

২১. কাপড় পরিষ্কার করার সময় সাবান ব্যবহার করলে কী হয়? (অনুধাবন)
✅ কাপড়ে হলদে ভাব সৃষ্টি হয়
[খ] কাপড়ে নীলাভ শুভ্রতা দেখা দেয়
[গ] কাপড় সহজে ময়লা হয় না
[ঘ] কাপড়ে কাঠিন্য সৃষ্টি হয়

২২. সাথী তার সাদা পোশাকে নীলাভ শুভ্রতা সৃষ্টির জন্য কোনটি ব্যবহার করবে? (প্রয়োগ)
[ক] গঁদ
✅ নীল
[গ] স্টার্চ
[ঘ] রিঠা

২৩. কাপড় হলদে ভাব দূর করা যায় কীভাবে? (অনুধাবন)
[ক] গঁদ ব্যবহারের মাধ্যমে
✅ নীল ব্যবহারের মাধ্যমে
[গ] ব্লিচিং ব্যবহারের মাধ্যমে
[ঘ] ভিনিগার ব্যবহারের মাধ্যমে

২৪. সিনটোজ ও কিটোন জাতীয় কাপড় পরিষ্কারে কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] গুঁড়া সাবান
✅ তুষের জল
[গ] অ্যামোনিয়া
[ঘ] রিঠা

২৫. তুষের জল কোন বর্ণ ধারণ করলে ব্যবহার উপযোগী হবে? (জ্ঞান)
[ক] লাল
[খ] হলুদ
✅ বাদামি
[ঘ] নীল

২৬. সিনথেটিক কাপড়কে নরম ও কোমল রাখার জন্য শায়লা নিচের কোন আনুষঙ্গিক দ্রব্যটি ব্যবহার করবে? (প্রয়োগ)
[ক] গঁদ
[খ] ভিনিগার
[গ] রিঠা
✅ কাপড় মোলায়েমকারক

২৭. কাপড় মোলায়েমকারক বেশি ব্যবহার করলে কী হয়? (অনুধাবন)
[ক] কাপড়ে কাঠিন্য সৃষ্টি হয়
[খ] কাপড়ে হলদে ভাব সৃষ্টি হয়
[গ] কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি পায়
✅ কাপড়ের পানি শোষণ ক্ষমতা হ্রাস পায়

২৮. কোনটি এক প্রকার গ্যাস? (জ্ঞান)
[ক] সোডা
✅ অ্যামোনিয়া
[গ] তুষের জল
[ঘ] সিনথেটিক ডিটারজেন্ট

২৯. খর পানি মৃদু করা হয় কোনটির সাহায্যে? (জ্ঞান)
[ক] রিঠা
[খ] ভিনিগার
[গ] বোরাক্স
✅ অ্যামোনিয়া

৩০. কোন দ্রবণ ব্যবহারে কাপড়ের রং চটে যাওয়ার সম্ভাবনা থাকে? (জ্ঞান)
[ক] ভিনিগার
[খ] স্টার্চ
[গ] রিঠা
✅ অ্যামোনিয়া

৩১. কাপড়ের দাগ উঠাবার জন্য কোনটি ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] ভিনিগার
[খ] স্টার্চ
✅ অ্যামোনিয়া
[ঘ] গঁদ

৩২. কাপড়ে ক্লোরিন, ব্লিচিং ব্যবহার করা হয় কেন? (অনুধাবন)
[ক] কাপড় মোলায়েমকরণের জন্য
✅ জীবাণুমুক্ত করার জন্য
[গ] কাপড়ের উজ্জ্বলতা আনার জন্য
[ঘ] ধবধবে ভাব ফিরিয়ে আনার জন্য

৩৩. সংক্রামক রোগ থেকে আরোগ্য লাভের পর কাপড়টিকে জীবাণুনাশক করতে কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] ভিনিগার
✅ ক্লোরিন
[গ] আলট্রামেরাইন
[ঘ] গঁদ

৩৪. রিঠা কোন ধরনের বস্ত্র পরিষ্কার করতে ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] সুতি ও লিনেন
[খ] রেয়ন ও নাইলন
✅ রেশম ও পশম
[ঘ] সুতি ও রেশম

৩৫. রিঠার খোসার মধ্যে কোন পদার্থটি থাকে? (জ্ঞান)
[ক] অপসোনিন
✅ স্যাপোনিন
[গ] হ্যালোজিন
[ঘ] অর্গানিন

৩৬. কাপড়ের অতিরিক্ত নীল দূর করার জন্য কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] ক্লোরিন
[খ] ব্লিচিং
✅ ভিনিগার
[ঘ] গঁদ

SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৮

৩৭. রঙিন কাপড়ের চটে যাওয়া রং নতুন করে ফিরে পাওয়া যায় কোনটির সাহায্যে? (জ্ঞান)
[ক] লবণ
[খ] ক্লোরিন
✅ ভিনিগার
[ঘ] ব্লিচিং

৩৮. কোনটি ক্ষারবিহীন পরিষ্কারক? (জ্ঞান)
✅ সিনথেটিক ডিটারজেন্ট
[খ] গুঁড়া সাবান
[গ] কাপড় কাচা সোডা
[ঘ] সাবান

৩৯. মেঘলা তার দামি পোশাকগুলো ধুয়ে তুলে রাখবে। সে পোশাকগুলো ধোয়ার ক্ষেত্রে কোন পরিষ্কারক দ্রব্য ব্যবহার করবে? (প্রয়োগ)
[ক] অ্যামোনিয়া
[খ] বোরাক্স
[গ] গুঁড়া সাবান
✅ সিনথেটিক ডিটারজেন্ট

৪০. মূল্যবান বস্ত্রাদি ডিটারজেন্টের সাহায্যে নির্ভয়ে পরিষ্কার করা যায়। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] কাপড় নরম ও কোমল থাকে
[খ] কাপড়ে নীলাভ শুভ্রতা বজায় থাকে
✅ কাপড়ের রং চটে যাওয়ার সম্ভাবনা থাকে না
[ঘ] কাপড়ে হলদে ভাব সৃষ্টির সম্ভাবনা থাকে না

৪১. নতুন রঙিন কাপড়ের রং পাকা করার জন্য কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] ক্লোরিন
[খ] ব্লিচিং
✅ লবণ
[ঘ] স্টার্চ

৪২. কাপড়ে লবণ পানি ব্যবহার করা হয় কেন? (অনুধাবন)
✅ কাঁচা রং পাকা করার জন্য
[খ] হলুদ ভাব দূর করার জন্য
[গ] কাপড়ে নমনীয়তা আনার জন্য
[ঘ] উজ্জ্বলতা ফিরে পাওয়ার জন্য

৪৩. কাপড়ের দাগ তুলতে কোন আনুষঙ্গিক দ্রব্য ব্যবহার করা হয়? (জ্ঞান)
✅ লবণ
[খ] ভিনিগার
[গ] ব্লিচিং
[ঘ] গঁদ

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৪. পোশাকের মাধ্যমে প্রকাশ পায়- (অনুধাবন)
i. ব্যক্তির সৌন্দর্যবোধ
ii. ব্যক্তির রুচি
iii. ব্যক্তিত্বের পরিচয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. সঠিক নিয়মে কাপড়চোপড়ের যত্ন নিলে- (অনুধাবন)
i. অনেক দিন টেকে
ii. সুন্দর অবস্থায় থাকে
iii. অর্থের সাশ্রয় হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৬. পোশাকের যত্ন নেওয়া প্রয়োজন- (অনুধাবন)
i. স্থায়িত্ব বৃদ্ধির জন্য
ii. ব্যবহারোপযোগিতা বজায় রাখার জন্য
iii. সৌন্দর্য বজায় রাখার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭. পরিষ্কার ও পরিপাটি পোশাক- (অনুধাবন)
i. দেহের সুস্থতা বজায় থাকে
ii. আভিজাত্য প্রকাশ করে
iii. মনের সুস্থতা বজায় থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮. বস্ত্র ধৌতের মূল উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. কাপড়ের ময়লা দূর করা
ii. কাপড়ের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনা
iii. পুরাতন কাপড়কে নতুনভাবে ব্যবহারোপযোগী করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. বস্ত্র পরিষ্কারক সাবানের আবশ্যকীয় গুণ হলো- (অনুধাবন)
i. সাবানের গা মসৃণ হবে
ii. সাবান দেখতে গাঢ় রঙের হবে
iii. সাবান তুলনামূলকভাবে শক্ত হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫০. শামীমা কাপড় পরিষ্কারে বোরাক্স নামক আনুষঙ্গিক দ্রব্যটি ব্যবহার করেন- (প্রয়োগ)
i. কাপড়ে কাঠিন্য সৃষ্টি করতে
ii. কাপড়ে ঔজ্জ্বল্য সৃষ্টি করতে
iii. কাপড়ের দাগ তুলতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫১. কাপড় কাচার সোডা ব্যবহার করে বেশি ময়লা ও তৈলাক্ত কাপড়- (অনুধাবন)
i. সিদ্ধ করা হয়
ii. জীবাণুমুক্ত করা হয়
iii. দুর্গন্ধমুক্ত করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫২. স্টার্চ ব্যবহার করলে কাপড়ের- (অনুধাবন)
i. স্বাভাবিক কাঠিন্য ফিরে আসে
ii. পুরনো রং ফিরে আসে
iii. ধবধবে ভাব ফিরে আসে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. কাপড়ে গঁদ ব্যবহার করা হয়- (অনুধাবন)
i. উজ্জ্বলতা ফিরিয়ে আনতে
ii. কাঠিন্য সৃষ্টি করতে
iii. ময়লা দূর করতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৪. রাজিয়া তুষের জল দিয়ে পরিষ্কার করবেন- (প্রয়োগ)
i. সিনটজ জাতীয় বস্ত্রাদি
ii. কিটোন জাতীয় বস্ত্রাদি
iii. সাদা রঙের সুতি বস্ত্রাদি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. সিনথেটিক কাপড়ে মোলায়েমকারক ব্যবহৃত হয়। এর প্রকৃত কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. কাপড়কে জীবাণুমুক্ত করা
ii. কাপড়ের নরম ভাব আনা
iii. কাপড়ের কোমলতা বজায় রাখা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. অ্যামোনিয়া ব্যবহৃত হয়- (অনুধাবন)
i. সুতি বস্ত্র পরিষ্কারের জন্য
ii. পশমি বস্ত্র পরিষ্কারের জন্য
iii. কাপড়ের দাগ ওঠানোর জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৭. সংক্রামক রোগীর জামাকাপড় জীবাণুমুক্ত করতে আরিফা বেগম ব্যবহার করবেন- (প্রয়োগ)
i. ব্লিচিং
ii. ক্লোরিন
iii. ভিনিগার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. সোহানা কাপড় পরিষ্কার করার জন্য মাঝে মাঝে রিঠা ব্যবহার করে থাকে। রিঠার সাহায্যে সে পরিষ্কার করে- (প্রয়োগ)
i. রেশম বস্ত্র
ii. পশম বস্ত্র
iii. সুতি বস্ত্র

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. প্রাচীনকাল থেকে রিঠা ফল রেশম, পশমের বস্ত্রাদি পরিষ্কারে ব্যবহৃত হয়ে আসছে। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি পায়
ii. কাপড়ের কোমলতা বাড়ায়
iii. কাপড়ের রং ভালো থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬০. ভিনিগার ব্যবহারের ফলে পোশাকের- (অনুধাবন)
i. অতিরিক্ত নীল দূর হয়
ii. কাঁচা রং পাকা হয়
iii. রং ফিরে আসে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১. সিনথেটিক ডিটারজেন্ট ব্যবহার করে জাহিদা পরিষ্কার করবে- (প্রয়োগ)
i. রেশমি বস্ত্রাদি
ii. পশমি বস্ত্রাদি
iii. সুতি বস্ত্রাদি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. কাপড়ে লবণ পানি ব্যবহার করা হয়- (অনুধাবন)
i. দাগ তোলার জন্য
ii. জীবাণুমুক্ত করার জন্য
iii. কাঁচা রং পাকা করার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. রেশমি, পশমি বস্ত্র পরিষ্কার করতে হয়- (অনুধাবন)
i. সিনথেটিক ডিটারজেন্টের সাহায্যে
ii. রিঠার সাহায্যে
iii. তুষের জলের সাহায্যে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. বস্ত্র পরিষ্কার করার পাশাপাশি দাগ তুলতেও ব্যবহার করা যায়- (অনুধাবন)
i. বোরাক্স
ii. অ্যামোনিয়া
iii. লবণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাও:
লিয়াকত হোসেন গাড়ির ওয়ার্কশপে কাজ করে। কাজ করার সময় তার পরিধানের কাপড় তেল ও ময়লা লেগে চটচটে হয়ে যায়। তাই তাকে প্রতিদিন কাপড় পরিষ্কার করতে হয়।

৬৫. লিয়াকত হোসেনের কাপড় পরিষ্কার করার সহজ উপায় কোনটি? (প্রয়োগ)
✅ সোডা দিয়ে সিদ্ধ করে
[খ] অ্যামোনিয়ায় ডুবিয়ে
[গ] সাবান ব্যবহার করে
[ঘ] ঠাণ্ডা পানিতে ভিজিয়ে

৬৬. পরিষ্কার করার সুবিধার্থে লিয়াকত হোসেনের যে ধরনের পোশাক পরিধান করা উচিত- (উচ্চতর দক্ষতা)
i. সুতি
ii. রেশমি
iii. লিনেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাও:
তামান্না সাদা ও গাঢ় রঙের কাপড় ধোয়ার পর নীল ব্যবহার করেন। কিন্তু কাপড়ে নীল বেশি হওয়ায় তিনি এক ধরনের আনুষঙ্গিক দ্রব্য ব্যবহার করেন।

৬৭. কাপড়ের অতিরিক্ত নীল দূর করার জন্য তামান্না কোন আনুষঙ্গিক দ্রব্যটি ব্যবহার করেন? (প্রয়োগ)
[ক] স্টার্চ
[খ] গঁদ
[গ] লবণ
✅ ভিনিগার

৬৮. তামান্না কাপড় ধোয়ার পর নীল রং ব্যবহার করেন। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. হলুদ ভাব দূর করা
ii. উজ্জ্বলতা বৃদ্ধি করা
iii. জীবাণুমুক্ত করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৯ ও ৭০ নং প্রশ্নের উত্তর দাও:
রীমা ও তার বোন সীমার বেশ কিছু রেশমি ও পশমি বস্ত্রের দামি পোশাক আছে। এসব পোশাক পরিষ্কারের ক্ষেত্রে তার মা বিশেষ এক ধরনের পরিষ্কারক ব্যবহার করেন।

৬৯. রীমার মা রেশমি বস্ত্র পরিষ্কারে কোন পরিষ্কারকটি ব্যবহার করেন? (প্রয়োগ)
✅ রিঠা
[খ] সাবান
[গ] তুষের জল
[ঘ] কাপড় কাচার সোডা

৭০. রীমার মায়ের উক্ত পরিষ্কারকটি ব্যবহার করার যথার্থ কারণ হলো-
(উচ্চতর দক্ষতা)
i. কাপড়ের উজ্জ্বলতা বাড়ায়
ii. কাপড়ের কোমলতা বাড়ায়
iii. কাপড়ের রং ভালো থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

📖 পাঠ-২ : বস্ত্র ধৌতকরণের পূর্ব প্রস্তুতি
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭১. পরিবারের পরিষ্কার-পরিচ্ছন্নতার একটি উল্লেখযোগ্য দিক কোনটি? (জ্ঞান)
✅ বস্ত্র ধৌতকরণ
[খ] দৈহিক পরিচ্ছন্নতা
[গ] গৃহসজ্জা
[ঘ] অপ্রয়োজনীয় বস্ত্রের ব্যবহার

৭২. কাপড় ধোয়ার সময় কাপড়কে নানাভাগে ভাগ করা হয় কেন? (অনুধাবন)
[ক] কাজের সুবিধার্থে
[খ] ধোয়ার সুবিধার্থে
✅ পরিষ্কার করার সুবিধার্থে
[ঘ] সময়ের সুবিধার্থে

৭৩. পরিষ্কার করার আগে কাপড় বাছাই করে নিতে হয়। এর প্রকৃত উদ্দেশ্য কী? (উচ্চতর দক্ষতা)
✅ ময়লা কাপড় বাছাই করা
[খ] ছেঁড়া জায়গায় মেরামত করা
[গ] দাগ অপসারণ করা
[ঘ] উপকরণ নির্বাচন করা

৭৪. ধৌত করার পূর্বে বস্ত্রের প্রয়োজনীয় মেরামত করতে হয় কেন? (অনুধাবন)
[ক] রং ঠিক রাখার জন্য
[খ] নকশা ঠিক রাখার জন্য
[গ] আকৃতি ঠিক রাখার জন্য
✅ ছেঁড়া স্থান আরও ছিঁড়ে যাওয়া থেকে রক্ষার জন্য

৭৫. পোশাকের ছেঁড়া অংশে পড়েন সুতা সুচের সাহায্যে সূ² ও নিপুণভাবে ভরে দেওয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] বোতাম লাগানো
[খ] নকশা করা
[গ] তালি দেওয়া
✅ রিফু করা

৭৬. কাপড়ের ছেঁড়া অংশের চারদিকে পেনসিলের দাগ দিতে হয় কেন? (অনুধাবন)
✅ রিফু করার জন্য
[খ] বোতাম লাগানোর জন্য
[গ] পরিষ্কার করার জন্য
[ঘ] হুক লাগানোর জন্য

৭৭. রিফু করার সময় ছেঁড়া অংশের চারদিকে দেওয়া দাগের ওপর কোন ফোঁড় দিতে হয়? (জ্ঞান)
[ক] বখেয়া
✅ রান
[গ] লেজিডেজি
[ঘ] স্যাটিন

৭৮. পোশাক রিফু করার সময় কোনটির ব্যবহার সুবিধাজনক? (জ্ঞান)
[ক] উজ্জ্বল সুতা
[খ] চিকন সুতা
[গ] সেলাই মেশিন
✅ ফ্রেম

৭৯. পোশাকের ছেঁড়া অংশে এক পরত কাপড়ের ওপর আরেক পরত কাপড় রেখে সেলাই করাকে কী বলে? (জ্ঞান)
[ক] রিফু
✅ তালি
[গ] এমব্রয়ডারি
[ঘ] সুচি কর্ম

৮০. বস্ত্র মেরামতে তালি কত প্রকার? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৮১. কাপড়ের ছেঁড়া অংশে গোলাকার তালি দেওয়া হলে তাকে কেমন তালি বলা হবে? (অনুধাবন)
[ক] নকশা তালি
✅ সাধারণ তালি
[গ] সূ² তালি
[ঘ] লম্বা তালি

৮২. সাধারণ তালি দেওয়ার ক্ষেত্রে কোন ফোঁড় ব্যবহার করতে হয়? (জ্ঞান)
[ক] রান
[খ] বখেয়া
✅ হেম
[ঘ] পিকিনিজ

৮৩. নকশা তালির ক্ষেত্রে নিচের কোন ফোঁড় ব্যবহৃত হবে? (জ্ঞান)
[ক] রান
[খ] হেম
✅ বোতাম
[ঘ] বখেয়া

৮৪. ছেলেদের প্যান্ট, শিশুদের জামায় নকশা তালি হিসেবে কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] রঙিন কাপড়
✅ বড় স্টিকার
[গ] শক্ত কাগজ
[ঘ] সার্টিন কাপড়

৮৫. শাহীনের প্যান্টের ছেঁড়া স্থানে তার মা একটি সুন্দর স্টিকার লাগিয়ে দেয়। উক্ত স্টিকারটি নিচের কোনটিকে নির্দেশ করছে? (প্রয়োগ)
[ক] রিফু
[খ] সাধারণ তালি
✅ নকশা তালি
[ঘ] প্রক্ষালন

৮৬. সুতি ও লিনেন কাপড় কীভাবে পরিষ্কার করতে হয়? (অনুধাবন)
[ক] শুধু ঠাণ্ডা পানি এবং রিঠার পানিতে
✅ সাধারণ সাবান ও ঠাণ্ডা পানিতে
[গ] ডিটারজেন্ট ও ঠাণ্ডা পানিতে
[ঘ] ডিটারজেন্ট ও ঈষদুষ্ণ পানি

৮৭. সাবান মাখানোর কতক্ষণ পর কাপড় কাচলে ভালো পরিষ্কার হয়? (জ্ঞান)
[ক] ১৫ মিনিট
[খ] ২০ মিনিট
[গ] ২৫ মিনিট
✅ ৩০ মিনিট

৮৮. বেশি ময়লা কাপড় সাবান পানিতে দেওয়ার আগে কী করতে হবে? (অনুধাবন)
[ক] প্রক্ষালন করে নিতে হবে
[খ] রোদে দিতে হবে
[গ] ইস্ত্রি করতে হবে
✅ পানিতে ভিজিয়ে রাখতে হবে

৮৯. প্রক্ষালন করতে হয় কীভাবে? (অনুধাবন)
✅ বারবার পানি বদলিয়ে কাপড় ধোয়ার মাধ্যমে
[খ] পানিতে ভিনিগার মিশিয়ে কাপড় ধোয়ার মাধ্যমে
[গ] তুষের জলে বারবার কাপড় ধোয়ার মাধ্যমে
[ঘ] নীল ও মাড় একসাথে করে কাপড় ভিজানোর মাধ্যমে

৯০. অন্তরা তার রেশমের জামা ধুয়ে না রগড়িয়ে দু’হাতে চাপ দিয়ে পানি ঝরাল। তার কাপড়টি না রগড়ানোর কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] জামার আকৃতি নষ্ট হবে
✅ কোমল আঁশের ক্ষতি হবে
[গ] কুঁচকে যাবে
[ঘ] রং নষ্ট হবে

৯১. মাড়ের ঘনত্ব কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
✅ কাপড়ের প্রকৃতি
[খ] কাপড়ের নকশা
[গ] কাপড়ের রং
[ঘ] কাপড়ের আকৃতি

৯২. মোটা কাপড়ে কী ধরনের মাড় দিতে হয়? (জ্ঞান)
[ক] ঘন
✅ পাতলা
[গ] নীলযুক্ত
[ঘ] গরম

৯৩. কাপড়ে নীল, মাড় ব্যবহার করতে হয়। এর যথার্থ কারণ কোনটি?
(উচ্চতর দক্ষতা)
[ক] কাপড়ের স্থায়িত্ব বৃদ্ধি
✅ উজ্জ্বলতা বৃদ্ধি
[গ] দাগ অপসারণ
[ঘ] কাঠিন্য ঠিক রাখা

৯৪. সাদিয়া বেগম সাদা বা গাঢ় রঙের কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য একটি পদ্ধতি অবলম্বন করেন। উক্ত পদ্ধতি নিচের কোনটিকে নির্দেশ করছে? (প্রয়োগ)
[ক] প্রক্ষালন করা
[খ] ঠাণ্ডা পানিতে ভিজানো
✅ নীল ও মাড় প্রয়োগ
[ঘ] হাওয়া লাগানো

৯৫. পশমি কাপড় কীভাবে শুকাতে হয়? (অনুধাবন)
[ক] বদ্ধ জায়গায়
[খ] আর্দ্রতায়
[গ] কড়া রোদে
✅ সমতল স্থানে বিছিয়ে

৯৬. রঙিন কাপড় ও রেশমি কাপড় কীভাবে শুকাতে হয়? (অনুধাবন)
[ক] কড়া রোদে
[খ] হালকা রোদে
[গ] বাতাসে
✅ ছায়ায়

৯৭. পোশাকের কোন অংশ উপরের দিকে রেখে শুকাতে হয়? (জ্ঞান)
✅ ভারি
[খ] সুন্দর
[গ] রঙিন
[ঘ] পাতলা

৯৮. কাপড়ে কুঞ্চন সৃষ্টি হয় কখন? (অনুধাবন)
[ক] শুকানোর পর
✅ ধোয়ার পর
[গ] ইস্ত্রি করার পর
[ঘ] নীল দেওয়ার পর

৯৯. পশমি কাপড় কত তাপমাত্রায় ইস্ত্রি করা যায়? (জ্ঞান)
[ক] ২০০° ফারেনহাইট
✅ ৩০০° ফারেনহাইট
[গ] ৪০০° ফারেনহাইট
[ঘ] ৫০০° ফারেনহাইট

১০০. সুতি কাপড় কত তাপমাত্রায় ইস্ত্রি করা যায়? (জ্ঞান)
[ক] ৩০০° ফারেনহাইট - ৩৫০° ফারেনহাইট
[খ] ৩৫০° ফারেনহাইট - ৪০০° ফারেনহাইট
✅ ৪০০° ফারেনহাইট - ৪৫০° ফারেনহাইট
[ঘ] ৪৫০° ফারেনহাইট - ৫০০° ফারেনহাইট

১০১. লিনেন কাপড় কত তাপমাত্রায় ইস্ত্রি করা যায়? (জ্ঞান)
[ক] ২৭৫° ফারেনহাইট - ৩০০° ফারেনহাইট
[খ] ৩৭৫° ফারেনহাইট - ৪০০° ফারেনহাইট
✅ ৪৭৫° ফারেনহাইট - ৫০০° ফারেনহাইট
[ঘ] ৫৭৫° ফারেনহাইট - ৬০০° ফারেনহাইট
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide