SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৫ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গার্হস্থ্য বিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-১৫

SSC Home Science
MCQ
Question and Answer pdf download

বিষয় সংক্ষেপঃ
দেহের সৌন্দর্য ফুটিয়ে তুলতেই পরিচ্ছদের প্রয়োজন। ব্যক্তিত্বের বিকাশেই পরিচ্ছদের সার্থকতা। আর ব্যক্তিত্বের বিকাশের জন্য প্রত্যেকের উচিত রুচিসম্মত পোশাক-পরিচ্ছদ পরিধান করা। যেহেতু পোশাক-পরিচ্ছদ দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প; তাই এই শিল্প প্রস্তুত, নির্বাচন ও পরিধানে শিল্প উপাদান ও শিল্পনীতির সুষ্ঠু প্রয়োগে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বক্র রেখা দ্বারা কী বোঝানো হয়?
✅ নমনীয়তা
[খ] সততা
[গ] সাহস
[ঘ] বিশ্রাম

২. সার্টিন কাপড়ের জামা পরিধানে ভারি গঠনের মেয়েকে কেমন দেখাবে?
[ক] লম্বা
✅ মোটা
[গ] রোগা
[ঘ] পাতলা

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
লিসা তার সাদা রঙের কামিজের নিচের অংশে কালো রঙের সুতার কাজ করে। এতে তার জামাটি বেশ সুন্দর দেখায়।

৩. লিসা জামাটিতে শিল্পের কোন নীতির প্রয়োগ ঘটিয়েছে?
[ক] ভারসাম্য
✅ প্রাধান্য
[গ] অনুপাত
[ঘ] ছন্দ

৪. লিসার জামাটিতে-
i. দৃষ্টিশক্তি আন্দোলিত হয়
ii. পোশাকটি বেশি আকর্ষণীয় হয়
iii. রঙের বৈচিত্র্য বিবেচনা করা হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

📖 পাঠ-১-৩ : পোশাকে শিল্প উপাদান
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫. দেহের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কী প্রয়োজন? (জ্ঞান)
[ক] বুদ্ধি
[খ] খাদ্য
✅ পরিচ্ছদ
[ঘ] চিকিৎসা

৬. পোশাক পরিধানের মূল উদ্দেশ্য কী? (জ্ঞান)
[ বি. কে. জি. সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
✅ সৌন্দর্য বর্ধন
[খ] আরামবোধ করা
[গ] দেহকে নিরাপদ রাখা
[ঘ] আভিজাত্য প্রকাশ করা

৭. পোশাক তৈরি কোন শিল্পের অন্তর্গত? (জ্ঞান)
[ক] ক্ষুদ্রশিল্প
[খ] কুটিরশিল্প
[গ] চারুশিল্প
✅ কারুশিল্প

৮. গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে শিক্ষিকা বললেন, পোশাক তৈরি একটি শিল্পের অন্তর্গত। শিক্ষিকার উক্তিটি কোন শিল্পকে সমর্থন করে? (প্রয়োগ)
[ক] পাটশিল্পকে
[খ] কুটিরশিল্পকে
[গ] তাঁতশিল্পকে
✅ কারুশিল্পকে

৯. পোশাক শিল্পের সর্বজনীন উদ্দেশ্য কী? (জ্ঞান)
[ক] আভিজাত্য প্রকাশ
[খ] নিজের পরিচয় প্রকাশ
✅ দেহকে অলংকৃত করা
[ঘ] ফ্যাশন

১০. জামিলা তার মেয়ের জন্য একটি সুন্দর ও আকর্ষণীয় পোশাক তৈরি করল। এতে কিসের পরিচয় পাওয়া যায়? (উচ্চতর দক্ষতা)
[ক] নিহানের কর্মদক্ষতার
✅ শিল্প উপাদানের যথাযথ প্রয়োগ
[গ] পোশাক তৈরিতে যথাযথ মনোযোগ
[ঘ] উপযুক্ত রং ব্যবহারের কৌশল

১১. পোশাকে রঙের যথাযথ প্রয়োগের জন্য কোন বিষয়ে সঠিক ধারণা থাকা উচিত? (জ্ঞান) [এ. কে. স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] মৌসুম
✅ বর্ণচক্রের
[গ] তন্তু
[ঘ] মূল্য

১২. রং মূলত কত প্রকার? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৩. প্রতিটি বস্তুরই নিজস্ব কী রয়েছে? (অনুধাবন)
✅ রং
[খ] ভাষা
[গ] ব্যক্তিত্ব
[ঘ] ধরন

১৪. কোন রংকে বিশুদ্ধ রং বলে? (জ্ঞান)
✅ মৌলিক রং
[খ] প্রান্তিক রং
[গ] গৌণ রং
[ঘ] শীতল রং

১৫. মৌলিক রঙের বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] দুটি রঙের মিশ্রণে তৈরি হয়
✅ এদের সংমিশ্রণে অন্যান্য রং তৈরি হয়
[গ] একটি গৌণ রং থাকে
[ঘ] একটি প্রান্তিক রং থাকে

১৬. দুটি রঙের মিশ্রণে তৈরি হয় কোন রং? (জ্ঞান)
[পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ গৌণ রং
[খ] মৌলিক রং
[গ] প্রাথমিক রং
[ঘ] প্রারম্ভিক রং

১৭. গৌণ রং কীভাবে তৈরি করা হয়? (অনুধাবন) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
✅ দুটি মৌলিক রং এর মিশ্রণে
[খ] একাধিক প্রান্তিক রং এর মিশ্রণে
[গ] দুটি কাছাকাছি রং এর মিশ্রণে
[ঘ] একাধিক রং এর মিশ্রণে

১৮. মৌলিক রঙের সাথে কাছাকাছি যে কোনো একটি গৌণ রং মিশিয়ে কোন রং প্রস্তুত করা যায়? (জ্ঞান)
[ক] মিশ্র রং
[খ] মাধ্যমিক রং
[গ] বিশুদ্ধ রং
✅ প্রান্তিক রং

১৯. উষ্ণ বা উজ্জ্বল বর্ণ বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ লাল ও হলুদের মিশ্রণ
[খ] লাল ও নীলের মিশ্রণ
[গ] হলুদ ও নীলের মিশ্রণ
[ঘ] হলুদ ও সবুজের মিশ্রণ

২০. নীল ও নীলের মিশ্রণে উৎপন্ন রংগুলো কী নামে পরিচিত? (অনুধাবন)
[ক] উষ্ণ বর্ণ
[খ] উজ্জ্বল বর্ণ
✅ শীতল বর্ণ
[ঘ] মিশ্র বর্ণ

২১. লাল ও হলুদ এবং এ দুই রঙের মিশ্রণে উৎপন্ন রংগুলো কী নামে পরিচিত? (অনুধাবন)
[মাইলস্টোন কলেজ, ঢাকা]
[ক] শীতল রং
✅ উষ্ণ রং
[গ] কোমল রং
[ঘ] ধূসর রং

২২. কোন রং দূরের জিনিসকে কাছে টানে? (অনুধাবন)
[ক] স্নিগ্ধ রং
[খ] উজ্জ্বল বর্ণ
[গ] শীতল বর্ণ
✅ উষ্ণ রং
SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৫

২৩. নিচের কোন মিশ্রণটি গৌণ রঙের ক্ষেত্রে প্রযোজ্য? (অনুধাবন)
✅ হলুদ + নীল = সবুজ
[খ] হলুদ + সবুজ = হলদে সবুজ
[গ] নীল + সবুজ = নীলাভ সবুজ
[ঘ] নীল + বেগুনি = নীলচে বেগুনি

২৪. মনে গরম ভাব জাগ্রত করে কোন রং? (জ্ঞান)
✅ উষ্ণ রং
[খ] শীতল রং
[গ] কোমল রং
[ঘ] হালকা রং

২৫. উষ্ণ রঙের বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার]
✅ দূরের জিনিস কাছে টানে
[খ] বস্তুকে দূরে সরিয়ে দেয়
[গ] বস্তু অপেক্ষাকৃত ছোট দেখায়
[ঘ] অন্যের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হয়

২৬. কমলা = লাল + ?
খালি ঘরের জন্য কোনটি উপযুক্ত? (প্রয়োগ)
[ক] বেগুনি
[খ] সবুজ
✅ হলুদ
[ঘ] কমলা

২৭. পোশাকের উপযুক্ত রং নির্বাচনে ব্যক্তির কী বৃদ্ধি পায়? (জ্ঞান)
[ক] শক্তি
[খ] সাহস
[গ] উৎসাহ
✅ আত্মবিশ্বাস

২৮. পরিধানকারীর কিসের ওপর পোশাকের রং-এর প্রভাব অনেক বেশি? (জ্ঞান)
✅ দেহ ত্বকের
[খ] বয়সের
[গ] মনের
[ঘ] ব্যক্তিত্বের

২৯. মিলিকে যেকোনো রঙের পোশাকেই সুন্দর দেখায়। মিলির গায়ের রংকে সমর্থন করে কোনটি? (প্রয়োগ)
✅ ফরসা
[খ] শ্যামলা
[গ] উজ্জ্বল শ্যামলা
[ঘ] কালো

৩০. দেহ ত্বক কালো হলে কোন রং বর্জন করতে হবে? (জ্ঞান)
[বি. কে. জি. সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] হালকা রং
✅ গাঢ় রং
[গ] সাদা রং
[ঘ] শীতল রং

৩১. শ্যামলা মেয়েদের ফরসা দেখাবে কোন রঙের পোশাকে? (জ্ঞান)
[ক] গাঢ় রং
[খ] সাদা রং
[গ] হালকা রং
✅ হালকা উজ্জ্বল রং

৩২. রঙের মাধ্যমে ব্যক্তির কোন বৈশিষ্ট্যের পরিবর্তন করা যায়? (অনুধাবন)
[ক] ব্যক্তিত্বের
✅ দেহাকৃতির
[গ] ব্যক্তির বয়সের
[ঘ] ব্যক্তির মনের

৩৩. তাসনুবা বয়সের তুলনায় একটু বেশি লম্বা। তার জন্য কোন রঙের পোশাক মানানসই? (প্রয়োগ)
[ক] হালকা রঙের
[খ] উজ্জ্বল রঙের
[গ] গাঢ় রঙের
✅ সব রঙের

৩৪. লম্বা ও মধ্যম দেহাকৃতির মেয়েদের মানানসই পোশাক কোনটি? (অনুধাবন)
✅ সব রঙের পোশাক
[খ] দুই রং বিশিষ্ট পোশাক
[গ] উজ্জ্বল রঙের পোশাক
[ঘ] গাঢ় রঙের পোশাক

৩৫. খাটো বা পাতলা দেহাকৃতির পক্ষে উপযুক্ত পোশাক কোনটি? (অনুধাবন)
[সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা]
[ক] দ্ইু রং বিশিষ্ট পোশাক
✅ হালকা রঙের পোশাক
[গ] বিপরীত রং বিশিষ্ট পোশাক
[ঘ] গাঢ় রঙের পোশাক

৩৬. রোগা মেয়েদের জন্য উজ্জ্বল রং নির্বাচন করা হয় কেন? (অনুধাবন)
[ক] রোগের ছাপ ঢাকার জন্য
✅ বাহ্যিক দৃষ্টিতে পাতলা ভাব কমানোর জন্য
[গ] উজ্জ্বল রং চেহারায় পরিবর্তন আনে
[ঘ] সকলের দৃষ্টিতে আকর্ষণ করার জন্য

৩৭. শিখা তার জন্মদিনের ফ্রকে প্রাধান্য সৃষ্টি করতে চায়। এজন্য সে তার ফ্রকের কোথায় ডিজাইন করবে? (প্রয়োগ)
[ক] পিঠে
[খ] হাতায়
[গ] কোমরে
✅ বুকের কাছে

৩৮. দেহের সুন্দর অংশকে প্রাধান্য দিতে কেমন রঙের পোশাক নির্বাচন করতে হবে? (অনুধাবন)
[ক] হালকা রঙের
[খ] একই রঙের
✅ গাঢ় বা উজ্জ্বল রঙের
[ঘ] মিষ্টি রঙের

৩৯. শাড়ির রং হালকা হলে কীভাবে প্রাধান্য সৃষ্টি করা যাবে? (অনুধাবন)
[ক] আঁচলে গাঢ় রঙের ডিজাইন করে
✅ কোমরের কাছে গাঢ় রঙের ডিজাইন করে
[গ] শাড়ির পাড়ে গাঢ় রং ব্যবহার করে
[ঘ] শাড়ি ও ব্লাউজ একই রঙের হলে

৪০. পোশাকে কীভাবে দেহ বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা যায়? (জ্ঞান)
[ক] হালকা রং ব্যবহার করে
[খ] একই রং ব্যবহার করে
✅ বিপরীত রং ব্যবহার করে
[ঘ] দুই রং ব্যবহার করে

৪১. হালকা রঙের পোশাকে কীভাবে রঙের সমন্বয় রক্ষা করা হয়? (অনুধাবন)
✅ পোশাকের ছোট অংশে গাঢ় রং ব্যবহার করে
[খ] পোশাকে বিভিন্ন রং ব্যবহার করে
[গ] পোশাকে হালকা রং ব্যবহার করে
[ঘ] পোশাকে বিপরীত রং ব্যবহার করে

৪২. পোশাকের সৌন্দর্য বৃদ্ধির শক্তিশালী উপাদান কোনটি? (জ্ঞান)
[ক] সুতা
✅ রেখা
[গ] তন্তু
[ঘ] বিন্দু

৪৩. কিসের সমন্বয়ে পোশাকের আকৃতি গড়ে উঠে? (অনুধাবন)
[ক] রঙের
✅ রেখার
[গ] সুতার
[ঘ] আকারের

৪৪. রেখা মূলত কয় প্রকার? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৪৫. পোশাকের কোন রেখা সততা প্রকাশ করে? (জ্ঞান)
[সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট]
✅ খাড়া রেখা
[খ] বাঁকা রেখা
[গ] সমতল রেখা
[ঘ] তীর্যক রেখা

৪৬. গতিপথের ওপর ভিত্তি করে রেখাকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] তিন
[খ] চার
[গ] পাঁচ
✅ ছয়

৪৭. পোশাকে খাড়া রেখার নকশা কী প্রকাশ করে? (জ্ঞান)
[জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ প্রচেষ্টা, সাহস ও সততা
[খ] বিশ্রাম ও আরামের অনুভূতি
[গ] কোমলতা ও নমনীয়তা
[ঘ] সংযমের পরিচয়

৪৮. মোটা ও খাটো লোকের উপযোগী রেখার নকশা কোনটি? (জ্ঞান)
[কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃস্কুল]
[ক] বক্র রেখা
✅ খাড়া রেখা
[গ] তীর্যক রেখা
[ঘ] সমান্তরাল রেখা

৪৯. কোন ধরনের রেখার মাধ্যমে আরাম ও বিশ্রামের অনুভূতি আসে? (জ্ঞান)
[সরকারী বালিকা বিদ্যালয়, বরিশাল]
[ক] খাড়া
✅ কোণাকুণি
[গ] বক্র
[ঘ] সমান্তরাল

৫০. রোগা ও লম্বা মানুষের উপযোগী রেখা কোনটি? (জ্ঞান)
[শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] বক্র রেখা
✅ সমান্তরাল রেখা
[গ] কোণাকুণি রেখা
[ঘ] খাড়া রেখা

৫১. সোহানা দেখতে রোগা ও লম্বা। তার জন্য উপযোগী রেখা কোনটি? (প্রয়োগ)
[ক] বক্র
[খ] কোণাকুণি
[গ] খাড়া
✅ সমান্তরাল

৫২. বক্র রেখার গতি যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে কী প্রকাশ করে? (জ্ঞান)
[ক] বিষাদ
✅ আনন্দ উল­াস
[গ] সংযম
[ঘ] সাহস

৫৩. নিম্নমুখী বক্র রেখা কী প্রকাশ করে? (জ্ঞান)
[ক] সংযম
[খ] নমনীয়তা
[গ] আনন্দ
✅ বিষাদ

৫৪. বক্র রেখা দ্বারা কী বোঝানো হয়? (অনুধাবন)
[সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা]
✅ নমনীয়তা
[খ] সততা
[গ] সাহস
[ঘ] বিশ্রাম

৫৫. বক্র রেখার বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] কোনো কিছুর দৈর্ঘ্য হ্রাস করে
[খ] দ্বৈত ভূমিকা পালন করে
✅ পোশাকে বৈচিত্র্য ও ছন্দ আনে
[ঘ] সাহস ও সততা প্রকাশ করে

৫৬. তীর্যক রেখা কিসের পরিচয় বহন করে? (জ্ঞান)
[বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] সাহস
✅ সংযম
[গ] নমনীয়তা
[ঘ] উল­াস

৫৭. কোন রেখা দ্বৈত ভূমিকা পালন করে? (অনুধাবন)
[ক] বক্র
✅ জিগজ্যাগ
[গ] তীর্যক
[ঘ] লম্বা

৫৮. যে কোনো শিল্পের ইঁরষফরহম ইষড়পশ বা ভিত্তি কী? (জ্ঞান)
[ক] রেখা
✅ বিন্দু
[গ] রং
[ঘ] আর্ট

৫৯. রেখার সৃষ্টি হয় কী থেকে? (জ্ঞান)
[ক] টান
[খ] তুলি
✅ বিন্দু
[ঘ] দাগ

৬০. পোশাকে ছন্দ আনয়ন করা যায় কীভাবে? (অনুধাবন)
[ক] উজ্জ্বলতার মাধ্যমে
[খ] রেখার আকারের মাধ্যমে
✅ বিন্দুর পুনরাবৃত্তির মাধ্যমে
[ঘ] অনুভূতি সৃষ্টির মাধ্যমে

৬১. পোশাকে ঝঃরঢ়ঢ়ষরহম বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ অসংখ্য ছোট বিন্দুর সমন্বয়
[খ] বিন্দুর পুনরাবৃত্তি
[গ] বিন্দুর গতিশীলতা
[ঘ] বিন্দুর স্থিরতা

৬২. ব্যক্তিত্বের সুন্দর বিকাশের জন্য প্রত্যেকের কী করা উচিত বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
[ক] সুন্দর পোশাক
[খ] রুচিশীল হওয়া
[গ] ব্যক্তিত্বের বিকাশ
✅ নিজেকে জানা

৬৩. দেহের ত্রুটিগুলো প্রকট হয়ে ওঠে কীভাবে?
✅ আঁটসাঁট পোশাকে
[খ] বিপরীত রঙের পোশাকে
[গ] গাঢ় রঙের পোশাকে
[ঘ] ঢিলেঢালা পোশাকে

৬৪. কামিজের মাধ্যমে কীভাবে দেহের ত্রুটি ঢাকা যায়? (অনুধাবন)
[ক] আঁটসাঁট করে তৈরি করে
✅ চওড়া কলার ব্যবহার করে
[গ] খাটো করে তৈরি করে
[ঘ] ঢিলাঢালাভাবে তৈরি করে

৬৫. কাদের জন্যে ‘ভি’ বা ‘ইউ’ আকৃতির গলার নকশা মানানসই? (জ্ঞান)
[ক] যাদের গ্রিবা মোটা
[খ] যাদের গ্রিবা চিকন
✅ যাদের গ্রিবা খাটো
[ঘ] যাদের গ্রিবা লম্বা

৬৬. আদর্শ মুখমণ্ডল কোনটি? (জ্ঞান)
✅ ডিম্বাকৃতি
[খ] গোলাকৃতি
[গ] লম্বা
[ঘ] চারকোণা

৬৭. কোন ধরনের মুখাকৃতির জন্য সব ধরনের গলার নকশাযুক্ত পোশাক যথার্থ? (উচ্চতর দক্ষতা)
[ক] লম্বা
[খ] গোল
[গ] চারকোণা
✅ ডিম্বাকৃতি

৬৮. উঁচু কলারের জামা পরার যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ গ্রিবার সরুভাব ঢাকা পড়ে
[খ] মুখের আকৃতির সাথে মানানসই
[গ] ঘাড়ের ত্রুুটি ঢাকবার জন্য
[ঘ] পোশাকের সাথে মানানসই

৬৯. কিসের সাথে সামঞ্জস্য রেখে অলংকারিক বস্তু নির্বাচন করতে হয়? (জ্ঞান)
[ক] পোশাকের সাথে
✅ চেহারার সাথে
[গ] চুলের স্টাইলের সাথে
[ঘ] মুখের আকৃতি অনুযায়ী

৭০. নিজেকে কিছুটা লম্বা বা খাটো, রোগা ও মোটাভাবে উপস্থাপনের জন্য যথার্থ উপায় কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ জমিনের সুষ্ঠু ব্যবহার
[খ] দৃঢ় প্রকৃতির কাপড়
[গ] উপযুক্ত জামাকাপড়
[ঘ] মানানসই গলার ছাঁট

৭১. ফাহিমের শার্টটি শরীরের সাথে একদম সেঁটে আছে। তার শার্টের জমিনের সাথে কোনটির মিল রয়েছে? (প্রয়োগ)
[ক] সুতি
✅ শিফন
[গ] ডেনিম
[ঘ] সিল্ক

৭২. ট্যাফেটা জাতীয় কাপড় পরিধানকারীকে বাহ্যিক দৃষ্টিতে মোটা দেখায়। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] অনেক ভারী
✅ দৃঢ় প্রকৃতির
[গ] নরম প্রকৃতির
[ঘ] মধ্যম প্রকৃতির

৭৩. বয়স্ক ও মোটা মানুষের জন্য কিরূপ বস্ত্র উপযোগী? (জ্ঞান)
[ক] ট্যাফেটা
[খ] শার্টিন
✅ ডেনিম
[ঘ] নাইলন

৭৪. চকচকে কাপড় পরিধানকারীকে বড় দেখায় কেন? (অনুধাবন)
✅ আলোর প্রতিফলন হয় বলে
[খ] আলোর প্রতিসরণ হয় বলে
[গ] আলোর বিক্ষেপণ হয় বলে
[ঘ] আলোর প্রতিসরাঙ্কের কারণে

৭৫. কাপড়ের জমিন চকচকে হওয়ার উপযুক্ত কারণ কী? (অনুধাবন)
[ক] আলোর প্রতিফলন
✅ ধাতব তন্তুর কাজ
[গ] উজ্জ্বল রঙের ব্যবহার
[ঘ] পশমি কাপড় ব্যবহার

৭৬. কোন দেহাকৃতির অধিকারীরা সব ধরনের জমিনের পোশাক পরতে পারে? (অনুধাবন)
[ক] মোটা
[খ] লম্বা
✅ সুগঠিত
[ঘ] বয়স্ক

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৭. পোশাকশিল্পে ব্যবহৃত উলে­খযোগ্য শিল্প উপাদান- (অনুধাবন)
i. রং
ii. বিন্দু
iii. আকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৮. অন্য রঙের সংমিশ্রণে তৈরি করা যায় না- (অনুধাবন)
i. লাল রং
ii. নীল রং
iii. সবুজ রং

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. সবুজ রং তৈরি করা হয়- (অনুধাবন)
[বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. হলুদ রং দিয়ে
ii. লাল রং দিয়ে
iii. নীল রং দিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. বেগুনি রং তৈরি করতে শেফালির লাগবে- (প্রয়োগ)
i. লাল রং
ii. নীল রং
iii. হলুদ রং

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. প্রান্তিক রং হচ্ছে- (অনুধাবন)
i. বেগুনি
ii. হলদে সবুজ
iii. লালচে কমলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. উষ্ণ বা উজ্জ্বল রংগুলোর বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. চোখ পীড়িত করে তোলে
ii. মনে উষ্ণভাব জাগ্রত করে
iii. দূরের জিনিস কাছে টানে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৩. শীতল বা স্নিগ্ধ রঙের বৈশিষ্ট্য হচ্ছে- (অনুধাবন)
i. মনে শান্তভাব আনে
ii. বস্তুকে অপেক্ষাকৃত ছোট করে দেখায়
iii. অন্যের মনোযোগ বেশি আকর্ষণ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. পোশাকের জন্য মানানসই রং নির্বাচনে- (অনুধাবন)
i. ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায়
ii. দেহ ত্বক বাহ্যিক দৃষ্টিতে আরও সুন্দর হয়
iii. ব্যক্তির সাহস, সততা ইত্যাদি প্রকাশ পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. দেহের সুন্দর অংশকে প্রাধান্য দিতে পোশাকে- (উচ্চতর দক্ষতা)
i. বিপরীত রং ব্যবহার করা যায়
ii. বিভিন্ন অংশে গাঢ় রঙের ডিজাইন করা যায়
iii. ছোট ছোট অংশে গাঢ় রং ব্যবহার করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৬. প্রতিটি রেখার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা প্রভাব ফেলে- (অনুধাবন)
i. পরিধানকারীর গ্রিবার ওপর
ii. পরিধানকারীর উচ্চতার ওপর
iii. পরিধানকারীর দেহ কাঠামোর ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৭. দেহের ত্রুটি গোপন করে ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়- (অনুধাবন)
i. বিন্দুর পুনরাবৃত্তির মাধ্যমে
ii. রেখার সুষম বিন্যাসের মাধ্যমে
iii. রেখার সুচিন্তিত নির্বাচনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. খাড়া রেখার নকশার পোশাক মোটা ও খাটো ব্যক্তির জন্য বিশেষ উপযোগী। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. খাটোভাব কিছুটা দূর হয়
ii. দেখতে লম্বা মনে হয়
iii. প্রশস্ততা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. জামিলা তার ছোট বোন জাহিদাকে সমান্তরাল রেখার পোশাক পরতে পরামর্শ দেয়। কারণ জাহিদার দেহের গড়ন- (প্রয়োগ)
i. খাটো
ii. লম্বা
iii. রোগা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. লম্বা ও রোগা মেয়েদের জন্য উপযুক্ত পোশাক হলো- (উচ্চতর দক্ষতা)
i. চওড়া পাড়ের শাড়ি
ii. খাড়া রেখার শাড়ি
iii. আড়াআড়ি রেখার ডুরে শাড়ি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. ঢেউ খেলানো বক্র রেখা- (অনুধাবন)
i. আপাত দৃষ্টিতে দৈর্ঘ্য কমায়
ii. পোশাকে বৈচিত্র্য ও ছন্দ আনে
iii. পোশাকে আরাম অনুভূতি আনে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. আঁকাবাঁকা বা জিগজ্যাগ রেখার কাপড়ে কোনো কোনো সময় ব্যক্তিকে লম্বা এবং কোনো কোনো সময় খাটো দেখায় এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. রেখার কোণের মাত্রার কারণে
ii. রেখার আকারের কারণে
iii. রেখার দিকের কারণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৩. প্রত্যেকে পোশাক নির্বাচন করবে- (অনুধাবন)
i. নিজের ধরন অনুযায়ী
ii. নিজের বৈশিষ্ট্য অনুযায়ী
iii. নিজের পছন্দ অনুযায়ী

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৪. যেসব মেয়ে খাটো ও মোটা তাদের বড় বড় ছাপার শাড়ি পরা উচিত নয়। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. পাতলা লাগে
ii. আরও মোটা লাগে
iii. উচ্চতা আরও কমে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. প্রশস্ত কোমরের ত্রুটি ঢাকা যায়- (অনুধাবন)
i. মানানসই কোমর রেখার মাধ্যমে
ii. ঢিলেঢালা পোশাকের মাধ্যমে
iii. কুচিযুক্ত পোশাক নির্বাচনে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. সুফিয়ার গ্রিবা খাটো। তার জন্য মানানসই হলো- (প্রয়োগ)
i. ‘ভি’ গলা
ii. ‘ইউ’ গলা
iii. ‘ফিটিং’ গলা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. জন্মদিন উপলক্ষে সুমনাকে তার মা শিফন কাপড়ের একটি জামা কিনে দিল। জামাটি পরিধান করলে সুমনার- (প্রয়োগ)
i. আরাম অনুভূত হবে
ii. শরীরের সাথে সেঁটে থাকবে
iii. শরীরের দোষ বা গুণ সহজে বোঝা যাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৮. ফ্লানেল জমিনের কাপড় বেশি উপযোগী- (অনুধাবন)
i. মোটা মানুষের জন্য
ii. পাতলা মানুষের জন্য
iii. বয়স্ক মানুষের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. শার্টিন কাপড়ের পোশাক আরিফাকে খুব মানায়। কারণ আরিফা- (প্রয়োগ)
i. লম্বা
ii. রোগা
iii. অল্প বয়সী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০০ ও ১০১ নং প্রশ্নের উত্তর দাও:
বেগম রাহেলা তার ছেলে রায়হানের জন্য একটি লাল শার্ট, একটি নীল প্যান্ট ও একটি হলুদ ক্যাপ কিনলেন। কিন্তু রায়হানের এগুলো পছন্দ নয়। যে গৌণ রঙের পোশাক কিনতে চেয়েছিল।
[সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট]

১০০. বেগম রাহেলা রায়হানের জন্য যেসব রঙের কাপড় কিনেছেন সেগুলো কোন প্রকার রঙের?
✅ মৌলিক রং
[খ] গৌণ রং
[গ] প্রান্তিক রং
[ঘ] মাধ্যমিক রং

১০১. রায়হানের পছন্দের রং হলো-
i. সবুজ
ii. বেগুনি
iii. লালচে হলুদ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment