৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
অর্থনীতি
পঞ্চম অধ্যায়
Class 9-10 Economics Guide and SSC Exam Preparation
SSC Economics Chapter-05
Economics
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কিসের প্রকৃতি অনুযায়ী বাজার ধারণা আলোচনা করা হয়? [সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়]
[ক] দ্রব্যের
[খ] উৎপাদনের
✅ স্থানের
[ঘ] মূল্যের
২. কিসের ভিত্তিতে বাজারের ধরন ভিন্ন হতে পারে? [দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল]
[ক] ক্রেতার
[খ] বিক্রেতার
✅ দ্রব্যের ধরন
[ঘ] স্থানের
৩. অর্থনীতিবিদ কুর্নট কোন দেশের অধিবাসী? [নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] আমেরিকা
[খ] ইংল্যান্ড
✅ ফ্রান্স
[ঘ] রাশিয়া
৪. সময়ের প্রেক্ষিতে বাজার কয় প্রকার? [সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়]
✅ ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
৫. সকালের কাঁচাবাজার কোন ধরনের বাজারের উদাহরণ? [কদমতলী পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] অতি দীর্ঘকালীন
[খ] দীর্ঘকালীন
[গ] স্বল্পকালীন
✅ অতি স্বল্পকালীন
৬. অপূর্ণ প্রতিযোগিতার বাজারকে কয়ভাগে ভাগ করা যায়? [সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়]
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
৭. প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় প্রকার? [আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা; অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট]
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৮. অঞ্চলভেদে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়? [পুলিশ লাইন্স হাইস্কুল এন্ড কলেজ, বগুড়া]
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
৯. কোন বাজারে অল্প সময়ে যোগানের পরিবর্তন করা যায় না? [সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়]
✅ অতি স্বল্পকালীন
[খ] স্বল্পকালীন
[গ] দীর্ঘকালীন
[ঘ] অতি দীর্ঘকালীন
১০. কোন বাজারে দ্রব্যের দামের হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে বিক্রেতার প্রভাব অকার্যকর থাকে? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] একচেটিয়া বাজারে
✅ পূর্ণ প্রতিযোগিতা বাজারে
[গ] ডুয়োপলি বাজারে
[ঘ] অলিগপলি বাজারে
১১. উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার জন্য সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে কী বলে? [সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়]
[ক] রেশনিং
✅ ভর্তুকি
[গ] অনুদান
[ঘ] সরকারি ঋণ
১২. ‘Mono’ শব্দের অর্থ কোনটি? [যশোর জিলা স্কুল; অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট]
✅ এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার
১৩. ‘Monopoly’ একচেটিয়া বাজারে কতজন ক্রেতা থাকে? [দি বাডস রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল]
[ক] এক
[খ] দুই
[গ] তিন
✅ অসংখ্য
১৪. কোনটি একচেটিয়া বাজারের উদাহরণ? [অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট]
✅ তিতাস গ্যাসের
[খ] শেয়ার
[গ] সাবানের
[ঘ] কাঁচা
১৫. যে বাজারে একজন বিক্রেতা থাকে তাকে কোন বাজার বলে? [আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল, বগুড়া]
[ক] পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
✅ একচেটিয়া
[ঘ] ডুয়োপলি
১৬. একচেটিয়া বাজারে অধিক মুনাফা অর্জিত হয় কেন? [পুলিশ লাইন্স হাইস্কুল এন্ড কলেজ, বগুড়া; সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়]
[ক] অসংখ্য ফার্ম থাকায়
[খ] অসংখ্য ক্রেতা থাকায়
[গ] উৎপাদক বেশি হওয়ায়
✅ নিকট পরিবর্তক দ্রব্য না থাকায়
১৭. নিচের কোনটি বাংলাদেশে একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজারের উদাহরণ? [নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়;
দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল]
[ক] প্রাকৃতিক গ্যাস
[খ] ডাকটিকিট
✅ সয়াবিন তেল
[ঘ] মোটা চাল
১৮. একটি পণ্যকে ঘিরে ক্রেতা-বিক্রেতার মধ্যে কী ঘটে? (জ্ঞান)
✅ সংযোগ
[খ] বিয়োজন
[গ] আলোচনা
[ঘ] বিস্তৃতি
১৯. অর্থনীতিতে বাজার বলতে কোনটিকে বোঝায়? (জ্ঞান)
✅ দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়াকে
[খ] দ্রব্যসামগ্রী উৎপাদনের স্থানকে
[গ] ক্রেতা-বিক্রেতার সমাবেশকে
[ঘ] দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের স্থানকে
২০. যে প্রক্রিয়ায় বিভিন্নভাবে ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্রব্য বা সেবা কেনা-বেচা হয়, তাকে কী বলে? (জ্ঞান)
✅ বাজার
[খ] শিল্প
[গ] ফার্ম
[ঘ] বিনিয়োগ
২১. মূল্যের নিয়ম বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] দ্রব্যসামগ্রীর উৎপাদন খরচের বণ্টনকে
[খ] দ্রব্যসামগ্রীর তালিকা মূল্যকে
✅ ক্রেতা-বিক্রেতার দর কষাকষির মাধ্যমে নির্ধারিত মূল্যকে
[ঘ] বিক্রেতা কর্তৃক নির্ধারিত বিক্রয়মূল্যকে
২২. বাজারে দ্রব্যের মূল্য নির্ধারিত হয় কীভাবে? (অনুধাবন)
[ক] ক্রেতার ইচ্ছানুযায়ী
[খ] বিক্রেতার ইচ্ছানুযায়ী
[গ] উৎপাদনকারীর সিদ্ধান্ত অনুযায়ী
✅ দর কষাকষির মাধ্যমে
২৩. আনোয়ার সাহেব অনেক দর কষাকষি করে একটি শার্ট কিনলেন। তার এই দর কষাকষিকে কী বলা যায়? (প্রয়োগ)
[ক] বাজার
✅ দামের নিয়ম
[গ] বাজারের ধরন
[ঘ] ক্রেতার স্বাধীনতা
২৪. দ্রব্যের বেচাকেনা নিচের কোনটির ওপর অধিক নির্ভর করে? (অনুধাবন)
[ক] নির্দিষ্ট স্থান
[খ] ক্রেতার ইচ্ছা
[গ] বিক্রেতার ইচ্ছা
✅ নির্ধারিত মূল্য
২৫. নিচের কোনটি নির্ধারিত হলে ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্রব্য কেনা-বেচা হয়? (জ্ঞান)
[ক] চাহিদা
✅ দাম
[গ] উপযোগ
[ঘ] যোগান
২৬. সাধারণ অর্থে, বাজার বলতে কী বোঝায়? (জ্ঞান)
[ক] নির্দিষ্ট দ্রব্যসামগ্রীকে
✅ দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের স্থানকে
[গ] দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়াকে
[ঘ] দ্রব্যসামগ্রী উৎপাদনের স্থানকে
২৭. অর্থনীতির ভাষায় কোনটি বাজার? (অনুধাবন)
[ক] কারওয়ানবাজার
[খ] নিউমার্কেট
✅ সোনার বাজার
[ঘ] ভবের বাজার
২৮. ফরাসি অর্থনীতিবিদ কুর্নট বাজারের সংজ্ঞায় জোর দিয়েছেন- (উচ্চতর দক্ষতা)
[ক] দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের স্থানের ওপর
[খ] দ্রব্যসামগ্রী উৎপাদনের স্থানের ওপর
[গ] দ্রব্যসামগ্রীর মূল্য নির্ধারণের ওপর
✅ ক্রেতা-বিক্রেতার অবাধ সংযোগে দ্রব্যের মূল্য সমান হওয়াকে
২৯. দ্রব্যের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- (অনুধাবন)
i. চাহিদা
ii. যোগান
iii. সময়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০. মূল্যের নিয়মের বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. এটির ওপর দ্রব্যের বেচা-কেনা নির্ভরশীল
ii. এটি বাজারের প্রধান উপাদান
iii. ক্রেতা-বিক্রেতার দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১. অর্থনীতিতে বাজারের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. এটি একটি প্রক্রিয়া
ii. এর মাধ্যমে দ্রব্য বেচা-কেনা হয়
iii. এর মাধ্যমে সেবা বেচা-কেনা হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২. অর্থনীতিতে বাজার বলতে কেবল বেচা-কেনার নির্দিষ্ট স্থানকে বোঝায় না, কারণ- (উচ্চতর দক্ষতা)
i. সব বাজারে স্থান গুরুত্বপূর্ণ নয়
ii. বাজারে দ্রব্য ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়াই প্রধান
iii. স্থান বাজারের আবশ্যক উপাদান নয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৩. বাজারের উপাদান হলো- (অনুধাবন)
i. দ্রব্য
ii. ক্রেতা ও বিক্রেতা
iii. নির্দিষ্ট দাম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪. বাজারের ধারণায় কয়টি মৌলিক বিষয় কাজ করে? (জ্ঞান)
[ক] ২
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬
৩৫. বাজারের উৎপত্তি বিভিন্ন হয়েছে কিসের প্রেক্ষিতে? (জ্ঞান)
[ক] দ্রব্যের যোগানের
[খ] দ্রব্যের চাহিদার
✅ সময়ের
[ঘ] দ্রব্যের ধরনের
৩৬. যেখানে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে, তাকে কী বলে? (জ্ঞান)
✅ অতি স্বল্পকালীন বাজার
[খ] স্বল্পকালীন বাজার
[গ] দীর্ঘকালীন বাজার
[ঘ] অতি দীর্ঘকালীন বাজার
৩৭. অতি স্বল্পকালীন বাজারের বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
[ক] যোগান খানিকটা সাড়া দিতে সক্ষম
✅ যোগান স্থির থাকে
[গ] যোগানের যেকোনো পরিবর্তন সম্ভব
[ঘ] চাহিদা স্থির থাকে
৩৮. সাধারণত কোন ধরনের দ্রব্যের বাজার অতি স্বল্পকালীন হয়? (প্রয়োগ)
[ক] পূর্ণ প্রতিযোগিতার
[খ] শ্রম
✅ পচনশীল দ্রব্যের
[ঘ] উপকরণ
৩৯. কোন বাজারে প্রয়োজন অনুযায়ী যোগান বাড়ানো বা কমানো যায়? (জ্ঞান)
[ক] অতি স্বল্পকালীন
✅ স্বল্পকালীন
[গ] দীর্ঘকালীন
[ঘ] অতি দীর্ঘকালীন
৪০. চাহিদার পরিবর্তন হলে যোগান খানিকটা সাড়া দিতে সক্ষম কোন ধরনের বাজারে? (জ্ঞান)
[ক] অতি স্বল্পকালীন
✅ স্বল্পকালীন
[গ] দীর্ঘকালীন
[ঘ] অতি দীর্ঘকালীন
৪১. দীর্ঘকালীন বাজারের বৈশিষ্ট্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] যোগান অপরিবর্তিত থাকে
✅ যোগানের যেকোনো পরিবর্তন সম্ভব
[গ] চাহিদা অপরিবর্তিত থাকে
[ঘ] উৎপাদন বৃদ্ধি করা সম্ভব নয়
৪২. কোন ধরনের বাজারের পরিধি কম বিস্তৃত? (জ্ঞান)
[ক] দীর্ঘকালীন
[খ] জাতীয়
✅ স্থানীয়
[ঘ] আন্তর্জাতিক
৪৩. ‘মাংসের বাজার’ কোন ধরনের বাজার? (জ্ঞান)
✅ স্থানীয়
[খ] জাতীয়
[গ] আন্তর্জাতিক
[ঘ] দীর্ঘকালীন
৪৪. ‘মোটা চালের বাজার’ কোন ধরনের বাজার? (জ্ঞান)
[ক] স্থানীয়
[খ] স্বল্পকালীন
✅ জাতীয়
[ঘ] অতি-স্বল্পকালীন
৪৫. নিচের কোনটি জাতীয় বাজারের দ্রব্য? (জ্ঞান)
✅ চাল
[খ] মাছ
[গ] তুলা
[ঘ] সোনা
৪৬. বাংলাদেশের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের উদাহরণ কোনটি? (প্রয়োগ)
✅ তৈরি পোশাকের
[খ] প্রাকৃতিক গ্যাসের
[গ] সবজির
[ঘ] খাদ্যশস্যের
৪৭. কোনটি আন্তর্জাতিক বাজারের দ্রব্য? (জ্ঞান)
[ক] চাল
[খ] মাংস
[গ] ফল
✅ তৈরি পোশাক
৪৮. বিকশিত বাজার মূলত কয় ধরনের? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
৪৯. ফার্ম বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ একটি মাত্র দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে
[খ] একাধিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে
[গ] দ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে
[ঘ] দ্রব্য ক্রয়কারী প্রতিষ্ঠানকে
৫০. নিচের কোনটি শিল্পের বৈশিষ্ট্য? (অনুধাবন)
✅ একাধিক ফার্ম থাকে
[খ] একটিমাত্র ফার্ম থাকে
[গ] পণ্যের মূল্য পরিবর্তনশীল হয়
[ঘ] পণ্যের উৎপাদন পরিবর্তনশীল হয়
৫১. উৎপাদনে ব্যবহৃত যেকোনো মৌলিক উপাদানকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] কাঁচামাল
[খ] মূলধন
✅ উপকরণ
[ঘ] উপযোগ
৫২. কেরু এন্ড কোং চিনিকলে প্রচুর পরিমাণে আখের প্রয়োজন হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোম্পানিটি আখ ক্রয় করে। এক্ষেত্রে কোন ধরনের বাজার লক্ষণীয়? (প্রয়োগ)
[ক] শ্রম
✅ উপকরণ
[গ] অর্থ
[ঘ] মূলধন
৫৩. উপকরণ বাজার কী? (অনুধাবন)
[ক] উপকরণ ক্রয়-বিক্রয়ের স্থান
[খ] উপকরণ উৎপাদনের স্থান
✅ উপকরণ ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়া
[ঘ] উপকরণের উপযোগিতা
৫৪. উপকরণের বেচাকেনা কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
✅ উপকরণের মূল্যের
[খ] উপকরণের পরিমাণের
[গ] উপকরণের চাহিদার
[ঘ] উপকরণের যোগানের
৫৫. অতি স্বল্পকালীন বাজারের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. দ্রব্যের যোগান স্থির থাকে
ii. দ্রব্যের চাহিদা স্থির থাকে
iii. দ্রব্যের মূল্যের হ্রাস-বৃদ্ধি ঘটে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৬. স্বল্পকালীন বাজারের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. যোগানের কিছুটা পরিবর্তন সম্ভব
ii. উৎপাদনের হ্রাস-বৃদ্ধি হয়
iii. যোগান ইচ্ছামতো পরিবর্তন সম্ভব
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৭. দীর্ঘকালীন বাজারের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. যোগানের যেকোনো পরিবর্তন সম্ভব
ii. উৎপাদনের আয়তনের পরিবর্তন সম্ভব
iii. উৎপাদনের উপকরণের পরিবর্তন সম্ভব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫৮. শিল্পের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. অসংখ্য ফার্মের সমন্বয়ে গঠিত
ii. একই ধরনের পণ্য উৎপাদনকারী ফার্ম থাকে
iii. মূল্য ও উৎপাদন পরিবর্তনশীল হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৯. নাসিমা বেগম প্রতিদিন সকালে কাঁচাবাজার থেকে তরকারি ক্রয় করেন। এই বাজারের বৈশিষ্ট্য হলো- (প্রয়োগ)
i. দ্রব্যের যোগান অপরিবর্তিত থাকে
ii. চাহিদার হ্রাস-বৃদ্ধি ঘটে
iii. মূল্য অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬০. বাজার ব্যবস্থার বিকাশ লাভ করার কারণ- (অনুধাবন)
i. সময়ের বিবর্তন
ii. দ্রব্যের দাম নির্ধারণ করা
iii. দ্রব্য বা সেবার ক্রয়-বিক্রয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬১. সমগ্র বাজার কাঠামোকে কিসের ভিত্তিতে বিশ্লেষণ করাটা অর্থনীতির জন্য বেশি তাৎপর্যপূর্ণ? (উচ্চতর দক্ষতা)
✅ প্রতিযোগিতার
[খ] স্থানের
[গ] সময়ের
[ঘ] বিকাশের
৬২. অসংখ্য ক্রেতা-বিক্রেতা সমজাতীয় দ্রব্য কেনাবেচা করে কোন বাজারে? (জ্ঞান)
[ক] একচেটিয়া
[খ] অলিগপলি
✅ পূর্ণ প্রতিযোগিতামূলক
[ঘ] অপূর্ণ প্রতিযোগিতামূলক
৬৩. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের মূল্য কীভাবে নির্ধারিত হয়? (অনুধাবন)
[ক] বিক্রেতার ইচ্ছানুযায়ী
✅ চাহিদা ও যোগানের মাধ্যমে
[গ] ক্রেতার দর কষাকষির মাধ্যমে
[ঘ] সরকার কর্তৃক
৬৪. একবার মূল্য নির্ধারিত হলে কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে তা পরিবর্তন করা সম্ভব হয় না কোন বাজারে? (জ্ঞান)
✅ পূর্ণ প্রতিযোগিতামূলক
[খ] একচেটিয়া ক্রেতার
[গ] একচেটিয়া বিক্রেতার
[ঘ] অলিগপলি
৬৫. অল্প কয়েকজন ক্রেতা-বিক্রেতা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দ্রব্যের মূল্যকে প্রভাবিত করতে পারে না কেন? (অনুধাবন)
[ক] সরকার কর্তৃক দাম নির্দিষ্ট হওয়ায়
[খ] ক্রেতা-বিক্রেতার চাহিদা ও যোগান অসীম হওয়ায়
✅ ক্রেতা-বিক্রেতার চাহিদা ও যোগান নগণ্য হওয়ায়
[ঘ] সমজাতীয় পণ্য কেনাবেচা হওয়ায়
৬৬. নিচের কোনটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য? (অনুধাবন)
[ক] শিল্প ফার্মসমূহের অনুপস্থিতি
[খ] স্বল্পকালীন স্থায়িত্ব
[গ] সীমিত চাহিদা ও যোগান
✅ অসংখ্য ক্রেতা-বিক্রেতা
৬৭. সমজাতীয় দ্রব্য বলতে নিচের কোনটিকে বোঝায়? (অনুধাবন)
✅ একই গুণসম্পন্ন ও পৃথকযোগ্য দ্রব্যকে
[খ] ভিন্ন গুণসম্পন্ন ও পৃথকযোগ্য দ্রব্যকে
[গ] একই গুণসম্পন্ন ও পৃথক অযোগ্য দ্রব্যকে
[ঘ] ভিন্ন গুণসম্পন্ন ও পৃথক অযোগ্য দ্রব্যকে
৬৮. আবিদ সাহেব তার সংসারের জন্য সম্প্রতি এক মণ চাল কিনেছেন। তিনি কোন ধরনের বাজার থেকে চাল কিনেছেন? (প্রয়োগ)
✅ পূর্ণ প্রতিযোগিতামূলক
[খ] একচেটিয়া
[গ] একচেটিয়া প্রতিযোগিতামূলক
[ঘ] অলিগপলি
৬৯. স্বাভাবিক মুনাফা বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] মোট আয় বেশি হওয়াকে
[খ] মোট ব্যয় বেশি হওয়া
✅ মোট আয়-ব্যয়ের সমতাকে
[ঘ] মুনাফা সর্বাধিক হওয়াকে
৭০. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে শিল্পে ফার্মসমূহের বৈশিষ্ট্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রবেশ ইচ্ছাধীন কিন্তু প্রস্থান শর্তসাপেক্ষ
[খ] প্রবেশ শর্তসাপেক্ষ কিন্তু প্রস্থান ইচ্ছাধীন
[গ] প্রবেশ ও প্রস্থান উভয়ই শর্তসাপেক্ষ
✅ প্রবেশ ও প্রস্থান শর্তবিহীন
৭১. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে অন্যতম বিশেষত্ব কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ বাহ্যিক প্রভাবমুক্ত
[খ] সীমিত ক্রেতা-বিক্রেতার সমাবেশ
[গ] শিল্পের অনুপস্থিতি
[ঘ] মূল্যের পরিবর্তনশীলতা
৭২. কর আরোপ, ভর্তুকি প্রদান, রেশনিং ইত্যাদি মাধ্যমে সরকার প্রভাব সৃষ্টি করে না কোন বাজারে? (জ্ঞান)
✅ পূর্ণ প্রতিযোগিতামূলক
[খ] একচেটিয়া
[গ] একচেটিয়া প্রতিযোগিতামূলক
[ঘ] অলিগপলি
৭৩. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উপকরণের মূল্য সর্বত্র সমান থাকে কেন? (অনুধাবন)
[ক] বাহ্যিক প্রভাব না থাকায়
✅ উপকরণের পূর্ণ গতিশীলতা থাকায়
[গ] সিদ্ধান্ত গ্রহণ স্বাধীন হওয়ায়
[ঘ] উপকরণের সংখ্যা সীমিত হওয়ায়
৭৪. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মসমূহের মূল লক্ষ্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] স্বাভাবিক মুনাফা অর্জন
✅ সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন
[গ] সেবা প্রদান
[ঘ] চাহিদা-যোগানের ভারসাম্য রক্ষা
[ক] সর্বোচ্চ
[খ] সর্বনিম্ন
✅ স্বাভাবিক
[ঘ] অস্বাভাবিক
৭৬. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতারা অবহিত থাকে- (অনুধাবন)
i. পণ্যের গুণাগুণ সম্পর্কে
ii. পণ্যের উৎপাদনের পরিমাণ সম্পর্কে
iii. পণ্যের মূল্য সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৭. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে শিল্পে ফার্মসমূহ- (উচ্চতর দক্ষতা)
i. অবাধে প্রবেশ করতে পারে
ii. অবাধে প্রস্থান করতে পারে
iii. স্বাভাবিক মুনাফা অর্জন করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৮. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্যসমূহের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. একই গুণাগুণ সম্পন্ন
ii. পরিমাণগত দিক থেকে একই
iii. পণ্যের এককগুলো গঠনগত দিক থেকে ভিন্ন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৯. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বাধীনতা থাকে- (অনুধাবন)
i. দ্রব্যের মূল্য নির্ধারণের
ii. দ্রব্যের উৎপাদনের পরিমাণ নির্ধারণের
iii. দ্রব্যের মূল্য ইচ্ছামতো পরিবর্তনের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮০. গণি মিয়া চালের ব্যবসা করেন। এক্ষেত্রে তার পরিচালিত বাজারের বৈশিষ্ট্য হলো- (প্রয়োগ)
i. অসংখ্য ক্রেতা থাকে
ii. ক্রেতা মূল্যকে প্রভাবিত করেন
iii. উপকরণ মূল্য সর্বত্র সমান থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮১. ‘চড়ষু’ শব্দের অর্থ কোনটি? (জ্ঞান)
[ক] ক্রেতা
✅ বিক্রেতা
[গ] উৎপাদনকারী
[ঘ] মধ্যস্থতাকারী
৮২. ‘Monopoly’ শব্দের অর্থ কোনটি? (জ্ঞান)
[ক] একজন মাত্র ক্রেতা
[খ] একাধিক ক্রেতা
✅ একজন মাত্র বিক্রেতা
[ঘ] একাধিক বিক্রেতা
৮৩. যখন কোনো ফার্ম একটি দ্রব্য উৎপাদন করে অসংখ্য ক্রেতাকে যোগান দেয় তখন সেই বাজারকে কী বলে? (জ্ঞান)
✅ একচেটিয়া বাজার
[খ] অলিগপলি বাজার
[গ] একচেটিয়া প্রতিযোগিতার বাজার
[ঘ] পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
৮৪. ‘বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড’ দেশের গ্রামজুড়ে বিদ্যুতের একচ্ছত্র যোগানদাতা। এক্ষেত্রে কোন ধরনের বাজার বৈশিষ্ট্য প্রকাশ পায়? (প্রয়োগ)
[ক] পূর্ণ প্রতিযোগিতামূলক
✅ একচেটিয়া
[গ] অলিগপলি
[ঘ] ডুয়োপলি
৮৫. কোন বাজারে ফার্ম ও শিল্পকে আলাদা করা যায় না? (জ্ঞান)
✅ মনোপলি
[খ] অলিগপলি
[গ] মনোপলি প্রতিযোগিতামূলক
[ঘ] পূর্ণ প্রতিযোগিতামূলক
৮৬. পুরোপুরি বাস্তবে খুঁজে পাওয়া কঠিন কোন ধরনের বাজার? (জ্ঞান)
✅ মনোপলি
[খ] অলিগপলি
[গ] পূর্ণ প্রতিযোগিতামূলক
[ঘ] একচেটিয়া প্রতিযোগিতামূলক
৮৭. নিচের কোনটি মনোপলি মার্কেটের দৃষ্টান্ত? (প্রয়োগ)
✅ বাংলাদেশ অক্সিজেন
[খ] শেয়ারবাজার
[গ] শ্রমবাজার
[ঘ] উপকরণ বাজার
৮৮. সোবহান সাহেব তিতাস গ্যাস কোম্পানিতে কর্মরত আছেন। তার কর্মরত প্রতিষ্ঠানটি কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] পূর্ণ প্রতিযোগিতামূলক
✅ মনোপলি
[গ] ডুয়োপলি
[ঘ] অলিগপলি
৮৯. নিচের কোনটি মনোপলি মার্কেটের বৈশিষ্ট্য? (জ্ঞান)
[ক] অসংখ্য ক্রেতা-বিক্রেতা থাকে
[খ] সমজাতীয় দ্রব্য বেচাকেনা হয়
[গ] একাধিক ফার্ম থাকে
✅ উৎপাদক এককভাবে দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে
৯০. একচেটিয়া কারবারের মূল লক্ষ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] সেবা প্রদান করা
✅ সর্বাধিক মুনাফা অর্জন করা
[গ] সর্বাধিক উৎপাদন করা
[ঘ] দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা
৯১. একচেটিয়া বাজারে শিল্প বলতে কোনটিকে বোঝায়? (অনুধাবন)
✅ একটিমাত্র ফার্মকে
[খ] একাধিক ফার্মকে
[গ] একাধিক উৎপাদককে
[ঘ] অসংখ্য ক্রেতার সমাবেশকে
৯২. একচেটিয়া ফার্ম দ্রব্যের দামকে প্রভাবিত করে কীভাবে? (উচ্চতর দক্ষতা)
[ক] নতুন ফার্ম অন্তর্ভুক্তকরণের মাধ্যমে
[খ] বাজার বিশ্লেষণের মাধ্যমে
✅ উৎপাদনের পরিমাণ কমবেশি করার মাধ্যমে
[ঘ] উৎপাদন বন্ধ করে দেয়ার মাধ্যমে
৯৩. নতুন ফার্মের প্রবেশ বন্ধ করতে একচেটিয়া ফার্ম কী পদক্ষেপ গ্রহণ করে? (উচ্চতর দক্ষতা)
[ক] পণ্যের উৎপাদন কমিয়ে দেয়
✅ পণ্যের দাম কমিয়ে দেয়
[গ] আইনের আশ্রয় নেয়
[ঘ] মুনাফার পরিমাণ বাড়িয়ে দেয়
৯৪. একচেটিয়া বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না কেন? (অনুধাবন)
✅ লোকসানের ভয়ে
[খ] সরকারের বিধিনিষেধ থাকায়
[গ] আইনগত বাধা থাকায়
[ঘ] ক্রেতার সংখ্যা কম হওয়ায়
৯৫. একচেটিয়া বাজারে গড় আয় ও প্রান্তিক আয় রেখার বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. দুটি রেখাই ঊর্ধ্বগামী
ii. দুটি রেখাই নিম্নগামী
iii. প্রান্তিক আয় রেখা সবচেয়ে নিচে থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও iii
✅ ii ও iii
৯৬. একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য হলো- (জ্ঞান)
i. নিকট পরিবর্তক দ্রব্যের উপস্থিতি থাকে
ii. একজন বিক্রেতা ও অসংখ্য ক্রেতা থাকে
iii. নতুন ফার্মের প্রবেশের সুযোগ নেই
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৭. একচেটিয়া ফার্ম দ্রব্যের দামকে প্রভাবিত করে- (অনুধাবন)
i. উৎপাদন বৃদ্ধি করে
ii. উৎপাদন হ্রাস করে
iii. উৎপাদন অপরিবর্তিত রেখে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৮. একচেটিয়া শিল্পে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না, কারণ- (উচ্চতর দক্ষতা)
i. লোকসানের ভয় থাকে
ii. একচেটিয়া ফার্ম পণ্যের দাম কমিয়ে দেয়
iii. সরকার বিধিনিষেধ আরোপ করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৯. একচেটিয়া ফার্মে মুনাফা অর্জন সহজ, কারণ- (অনুধাবন)
i. নিকট পরিবর্তক দ্রব্য থাকে না
ii. একটির বেশি ফার্ম থাকে না
iii. ক্রেতা-বিক্রেতা অসংখ্য থাকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০০. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে মোট উৎপাদনের সামান্যতম অংশ কে নিয়ন্ত্রণ করতে পারে? (জ্ঞান)
✅ ফার্ম
[খ] শিল্প
[গ] ক্রেতা
[ঘ] বিক্রেতা
১০১. কারা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে মোট উৎপাদনের ওপর উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করতে পারে না? (জ্ঞান)
[ক] ক্রেতা
[খ] বিক্রেতা
✅ ফার্ম
[ঘ] শিল্প
১০২. পূর্ণ প্রতিযোগিতামূলক এবং একচেটিয়া বাজারের সমন্বয়ে কোন ধরনের বাজার গড়ে ওঠে? (জ্ঞান)
[ক] ডুয়োপলি
[খ] মনোপলি
✅ একচেটিয়া প্রতিযোগিতামূলক
[ঘ] অলিগপলি
১০৩. নিচের কোনটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ? (জ্ঞান)
[ক] শাকসবজির
✅ সাবানের
[গ] উপকরণ
[ঘ] বিদ্যুতের
১০৪. মীনা শ্যাম্পু কিনতে বাজারে গেল। তার কেনা শ্যাম্পু কোন বাজারের পণ্য? (প্রয়োগ)
[ক] পূর্ণ প্রতিযোগিতামূলক
[খ] একচেটিয়া
✅ একচেটিয়া প্রতিযোগিতামূলক
[ঘ] অলিগপলি
১০৫. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে কোনো পণ্যের চাহিদা কখনই শূন্য হয় না কেন? (অনুধাবন)
[ক] উৎপাদন বেশি হয় বলে
✅ ভক্ত ক্রেতাদের জন্য
[গ] সরকার ভর্তুকি দেয় বলে
[ঘ] একাধিক ফার্ম থাকে বলে
১০৬. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে অনেক ক্ষেত্রে জোট বা দলভুক্ত ফার্ম থাকে কেন? (অনুধাবন)
✅ পণ্যের মূল্যের উপর কোনো ফার্ম প্রভাব সৃষ্টি করতে পারে না বলে
[খ] পণ্যের চাহিদা নিরূপণ করতে পারে না বলে
[গ] পণ্যের সরবরাহ বাড়ানোর জন্য
[ঘ] পণ্যের মান উন্নয়নের জন্য
১০৭. কোন বাজারের উৎপাদিত দ্রব্য ভিন্ন থাকে? (জ্ঞান)
[ক] পূর্ণ প্রতিযোগিতার
[খ] স্থানীয়
✅ একচেটিয়ামূলক প্রতিযোগিতা
[ঘ] দ্বিপাক্ষিক একচেটিয়া
১০৮. কোন বাজারের শিল্পে ফার্মের অবাধ প্রবেশ বা প্রস্থান বাধাহীন থাকে? (জ্ঞান)
[ক] দ্বিপাক্ষিক একচেটিয়া
[খ] মনোপলি
✅ একচেটিয়ামূলক প্রতিযোগিতা
[ঘ] পূর্ণ প্রতিযোগিতার
১০৯. একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজারে স্বল্পকালে ফার্ম কী ধরনের মুনাফা অর্জন করে? (জ্ঞান)
[ক] স্বাভাবিক
✅ অস্বাভাবিক
[গ] সর্বোচ্চ
[ঘ] ক্ষতি স্বীকার করে
১১০. কোন বাজারে দ্রব্য পৃথকীকরণ করা যায়? (জ্ঞান)
[ক] একচেটিয়া
[খ] পূর্ণ প্রতিযোগিতামূলক
✅ একচেটিয়া প্রতিযোগিতামূলক
[ঘ] অলিগপলি
১১১. একচেটিয়া প্রতিযোগিতার উদ্ভবের কারণ কী? (অনুধাবন)
[ক] সমজাতীয় দ্রব্যের উপস্থিতি
✅ দ্রব্যের গুণগত ও বাহ্যিক দিকের ভিন্নতা
[গ] অসংখ্য ক্রেতার সমাবেশ
[ঘ] বিকল্প কোনো দ্রব্যের অনুপস্থিতি
১১২. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মসমূহ বিজ্ঞাপন প্রচার করে কেন? (অনুধাবন)
[ক] সেবা প্রদানের লক্ষ্যে
✅ পণ্যের বিক্রি বাড়াতে
[গ] বিক্রয়জনিত ব্যয় কমাতে
[ঘ] আনুষঙ্গিক মুনাফা অর্জনের লক্ষ্যে
১১৩. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মসমূহ প্রতিযোগিতার জন্য কী করে? (অনুধাবন)
✅ বিজ্ঞাপন প্রচার করে
[খ] স্বাভাবিক মুনাফা অর্জন করে
[গ] উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে
[ঘ] পণ্যের দাম বৃদ্ধি করে
১১৪. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়জনিত ব্যয় বেশি হয় কেন? (অনুধাবন)
[ক] ফার্মের সংখ্যাধিক্যের কারণে
[খ] ক্রেতার সংখ্যা কম হওয়ায়
✅ বিজ্ঞাপনের খরচ যুক্ত হওয়ায়
[ঘ] প্রতিযোগিতা বেশি থাকায়
১১৫. অন্যান্য বাজারের সাথে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের সাদৃশ্য রয়েছে নিচের কোন দিক থেকে? (প্রয়োগ)
[ক] ক্রেতা-বিক্রেতার সংখ্যায়
[খ] ফার্মের প্রবেশাধিকারে
[গ] পণ্যের উৎপাদনের পরিমাণে
✅ সর্বোচ্চ মুনাফা অর্জনে
১১৬. কোন সময়ে একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজারে ফার্মের ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মতো থাকে? (জ্ঞান)
[ক] অতি স্বল্পকালে
[খ] স্বল্পকালে
✅ দীর্ঘকালে
[ঘ] অতি দীর্ঘকালে
১১৭. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্যকে যা করা যায় না তা কী? (অনুধাবন)
[ক] বিক্রয়
[খ] ক্রয়
✅ পূর্ণ অনুকরণ
[ঘ] উৎপাদন
১১৮. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারর কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে? (উচ্চতর দক্ষতা)
✅ স্বাভাবিক মুনাফা অর্জনের দিক থেকে
[খ] সমজাতীয় দ্রব্য বেচাকেনার দিক থেকে
[গ] অনুরূপতা ও সাদৃশ্যের দিক থেকে
[ঘ] গড় আয় রেখার প্রকৃতির দিক থেকে
১১৯. অলিগপলি বাজারে কয়জন বিক্রেতা থাকেন? (জ্ঞান)
[ক] অসংখ্য
[খ] একজন
[গ] দুজন
✅ কতিপয়
১২০. অলিগপলি বাজারের বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
✅ সিদ্ধান্ত গ্রহণে প্রতিদ্ব›দ্বী ফার্মের ভূমিকা বিদ্যমান
[খ] দ্রব্যসমূহ সমজাতীয় নয়
[গ] বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত নয়
[ঘ] ক্রেতা-বিক্রেতার সংখ্যা অনেক
১২১. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ করা যায়
ii. অসংখ্য ফার্মের উপস্থিতি থাকে
iii. সম্পূর্ণ সমজাতীয় পণ্যের বেচাকেনা হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২২. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্যসমূহ- (অনুধাবন)
i. সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায়
ii. ভিন্নজাতীয় অথচ পৃথকীকরণ করা যায় না
iii. সদৃশ হলেও অভিন্ন নয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৩. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের দ্রব্যসমূহ পৃথক হয়ে থাকে- (অনুধাবন)
i. গুণগত দিক থেকে
ii. বাহ্যিক দিক থেকে
iii. পরিমাণগত দিক থেকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৪. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মসমূহ বিজ্ঞাপন প্রচার করে- (অনুধাবন)
i. প্রতিযোগিতার জন্য
ii. পণ্যের বিক্রি বাড়াতে
iii. ক্রেতাকে আকৃষ্ট করতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২৫. একচেটিয়া বাজারে একজন বিক্রেতা অন্য বিক্রেতার উৎপাদিত পণ্য পূর্ণ অনুকরণ করতে না পারার ফলে- (উচ্চতর দক্ষতা)
i. প্রত্যেক বিক্রেতা নিজ নিজ দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করতে পারে
ii. প্রত্যেক বিক্রেতা স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
iii. প্রত্যেক ফার্ম মূল্য নিয়ন্ত্রণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৬. নিচের যেটি অপূর্ণ প্রতিযোগিতার বাজারের শ্রেণিভুক্ত- (উচ্চতর দক্ষতা)
i. একচেটিয়া
ii. একচেটিয়া প্রতিযোগিতার
iii. কয়েকজন বিক্রেতার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২৭. একচেটিয়া বাজারের ফার্মগুলো একই ধরনের হয়। কারণ- (প্রয়োগ)
i. ব্যয় ও চাহিদা রেখা একই
ii. গ্রুপ অন্তর্ভুক্ত
iii. পণ্যের মূল্য একই
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৮. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পরিলক্ষিত হয়- (প্রয়োগ)
i. একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য
ii. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য
iii. অলিগপলি বাজারের সকল বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৯. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রতিযোগিতার উদ্ভবের কারণ হলো- (অনুধাবন)
i. দ্রব্যসমূহের গুণগত পার্থক্য
ii. একাধিক ফার্মের উপস্থিতি
iii. অসংখ্য ক্রেতার সমাবেশ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩০. অলিগপলি বাজারের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. দ্রব্যসমূহ সমজাতীয়
ii. বিক্রেতার সংখ্য অনেক
iii. ক্রেতার সংখ্যা অনেক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩১. অলিগপলি বাজারের দ্রব্যের বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. দ্রব্যসমূহ সমজাতীয়
ii. দ্রব্যসমূহ সামান্য পৃথকীকরণ করা যায়
iii. দ্রব্যসমূহের যোগান সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩২. বাংলাদেশে কোন ধরনের বাজার নেই? (জ্ঞান)
[ক] একচেটিয়া
[খ] একচেটিয়া প্রতিযোগিতামূলক
✅ বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতার
[ঘ] একচেটিয়া ক্রেতার
১৩৩. নিচের কোনটি বাংলাদেশের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দৃষ্টান্ত? (জ্ঞান)
✅ মুরগির
[খ] বিদ্যুৎ সরবরাহের
[গ] শিল্পজাত পণ্যের
[ঘ] মোবাইলের
১৩৪. জাহাঙ্গীর আলম গাবতলী বাস পরিবহন সমিতির সভাপতি। এক্ষেত্রে তিনি কোন ধরনের বাজারের সাথে জড়িত? (প্রয়োগ)
[ক] একচেটিয়া
✅ পূর্ণ প্রতিযোগিতামূলক
[গ] একচেটিয়া প্রতিযোগিতামূলক
[ঘ] অলিগপলি
১৩৫. সেবার ক্ষেত্রে নিচের কোনটি বাংলাদেশের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ? (জ্ঞান)
✅ রিকশা পরিবহন
[খ] টেলিফোন সেবা
[গ] শিক্ষাপ্রতিষ্ঠান
[ঘ] হাসপাতাল
১৩৬. বাংলাদেশে একচেটিয়া বাজার দেখা যায় কোন ধরনের পণ্যের ক্ষেত্রে? (জ্ঞান)
[ক] উৎপাদিত পণ্যের
✅ আমদানিকৃত পণ্যের
[গ] রপ্তানিকৃত পণ্যের
[ঘ] কৃষিজাত পণ্যের
১৩৭. বাংলাদেশে একচেটিয়া বাজারের উদাহরণ নিচের কোনটি? (জ্ঞান)
✅ জ্বালানি তেলের
[খ] কৃষিজাত পণ্যের
[গ] প্রসাধনী দ্রব্যের
[ঘ] খাদ্যশস্যের
১৩৮. ফজলুর রহমান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে কর্মরত আছেন। তার কর্মরত প্রতিষ্ঠানটি কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] পূর্ণ প্রতিযোগিতামূলক
✅ একচেটিয়া
[গ] একচেটিয়া প্রতিযোগিতামূলক
[ঘ] অলিগপলি
১৩৯. যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশের একচেটিয়া বাজারের উদাহরণ নিচের কোনটি? (জ্ঞান)
[ক] বাংলাদেশ বিমান
[খ] বাংলাদেশ নৌ কর্তৃপক্ষ
✅ বাংলাদেশ রেলওয়ে
[ঘ] বাংলাদেশ বাস মালিক সমিতি
১৪০. মি. জামান ‘দি প্যাথ’ নামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজিস্ট হিসেবে কর্মরত আছেন। এক্ষেত্রে তার কর্মরত প্রতিষ্ঠানটি বাংলাদেশের কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] একচেটিয়া
✅ একচেটিয়া প্রতিযোগিতামূলক
[গ] পূর্ণ প্রতিযোগিতামূলক
[ঘ] অলিগপলি
১৪১. বাংলাদেশের সর্বত্র লক্ষ করা যায় কোন ধরনের বাজার? (অনুধাবন)
[ক] একচেটিয়া
✅ একচেটিয়া প্রতিযোগিতামূলক
[গ] পূর্ণ প্রতিযোগিতামূলক
[ঘ] অলিগপলি
১৪২. বাংলাদেশের কৃষি পণ্যের খুচরা বাজার কোন ধরনের বাজারের মধ্যে পড়ে? (জ্ঞান)
[ক] অলিগপলি
[খ] একচেটিয়া
✅ পূর্ণ প্রতিযোগিতার কাছাকাছি
[ঘ] একচেটিয়া প্রতিযোগিতা
১৪৩. নিচের কোনটি বাংলাদেশের একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ? (জ্ঞান)
✅ প্রসাধনী দ্রব্যের
[খ] ডিম-দুধের
[গ] কৃষিপণ্যের খুচরা
[ঘ] বিদ্যুৎ সরবরাহের
১৪৪. বাংলাদেশে সেবার ক্ষেত্রে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের অন্তর্ভুক্ত কোনটি? (প্রয়োগ)
[ক] সরকারি হাসপাতাল
✅ ডায়াগনস্টিক সেন্টার
[গ] বাংলাদেশ রেলওয়ে
[ঘ] রিকশা পরিবহন
১৪৫. বাংলাদেশে বিভিন্ন ধরনের বাজার লক্ষ করা যায়- (অনুধাবন)
i. প্রাকৃতিক কারণে
ii. পরিবেশগত কারণে
iii. সাংস্কৃতিক কারণে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৬. বাংলাদেশের বাজার ব্যবস্থায়- (অনুধাবন)
i. বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতার বাজার অনুপস্থিত
ii. উৎপাদিত পণ্যের একচেটিয়া বাজার বিদ্যমান
iii. আমদানিকৃত পণ্যের একচেটিয়া বাজার বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৭. বাংলাদেশ রেলওয়ে একচেটিয়া বাজারের অন্তর্ভুক্ত, কারণ- (জ্ঞান)
i. এর নিকট পরিবর্তক প্রতিষ্ঠান নেই
ii. রেলপথে যাতায়াতের ক্ষেত্রে এটি একক প্রতিষ্ঠান
iii. রেলওয়ে কর্তৃপক্ষ এককভাবে মূল্যের নিয়ন্ত্রক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪৮. বাংলাদেশের ঢাকা শহরে মনোপলি বাজারের উদাহরণ হলো- (অনুধাবন)
i. পানি সরবরাহ
ii. খাদ্য সরবরাহ
iii. বিদ্যুৎ সরবরাহ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৯. রাসেল সাহেব একটি মোবাইল কিনতে গিয়ে দোকানির সাথে দর কষাকষি করছেন। তার দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হবে- (প্রয়োগ)
i. মূল্যের নিয়ম
ii. মোবাইলের মূল্য
iii. মোবাইলের উপযোগিতা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫০. আনিসুর রহমান ‘বাংলাদেশ তিতাস গ্যাস’ প্রতিষ্ঠার একজন কর্মকর্তা। তার প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য হলো- (প্রয়োগ)
i. সর্বাধিক মুনাফা অর্জন করে
ii. সমজাতীয় পণ্য বেচাকেনা করে
iii. এককভাবে মূল্য ও যোগান নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫১. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রতি ফার্মের চাহিদা রেখার আকৃতি এক রকম হয় না, কারণ- (উচ্চতর দক্ষতা)
i. ফার্মসমূহের উৎপাদিত দ্রব্যের পার্থক্য
ii. ভক্ত ক্রেতার পছন্দনীয়তা
iii. সমজাতীয় পণ্যের বেচাকেনা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment