SSC অর্থনীতি (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৩ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
অর্থনীতি
তৃতীয় অধ্যায়

Class 9-10 Economics Guide and SSC Exam Preparation
SSC Economics Chapter-03
Economics
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক তাকে বলে- [সকল বোর্ড ’১৬]
[ক] চাহিদা
✅ যোগান
[গ] উপযোগ
[ঘ] মজুদ

২. দাম ও যোগানের সম্পর্ক কী? [সকল বোর্ড ’১৬]
[ক] বিপরীতমুখী
✅ সমমুখী
[গ] আড়াআড়ি
[ঘ] কোনো সম্পর্ক নেই

৩. অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়? [সকল বোর্ড ’১৫]
✅ উপযোগ সৃষ্টি করা
[খ] চাহিদা সৃষ্টি করা
[গ] বিনিয়োগ সৃষ্টি করা
[ঘ] যোগান সৃষ্টি করা

৪. কোন উপাদানগুলো ভারসাম্য মূল্য নির্ধারণে সাহায্য করে? [সকল বোর্ড ’১৫]
[ক] উপযোগ ও প্রান্তিক উপযোগ
✅ চাহিদা ও যোগান
[গ] সঞ্চয় ও বিনিয়োগ
[ঘ] ভোগ ও বিনিয়োগ

৫. একটি নির্দিষ্ট সময়ে বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে কী বলে? [সকল বোর্ড ’১৫]
[ক] চাহিদা
✅ যোগান
[গ] উপযোগ
[ঘ] সম্পদ

৬. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত কয়টি? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

৭. উপযোগ বলতে কী বোঝায়? [অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট]
✅ অভাব মোচনের ক্ষমতাকে
[খ] তৃপ্তি মেটানোর ক্ষমতাকে
[গ] ভোগের তীব্রতাকে
[ঘ] চাহিদার পরিমাণকে

৮. অর্থনীতিতে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে? [পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বগুড়া]
[ক] যোগান
✅ উপযোগ
[গ] চাহিদা
[ঘ] সঞ্চয়

৯. একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে তার কোনটি হ্রাস পায়? [মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] স্বাদ
[খ] রুচি
✅ উপযোগ
[ঘ] উপকারিতা

১০. অর্থনীতিতে ভোগের অর্থ কী? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] উপযোগ বৃদ্ধি
[খ] উপযোগের সৃষ্টি
[গ] উপযোগের ক্ষমতা
✅ উপযোগের ব্যবহার

১১. দ্রব্য ব্যবহারের মাধ্যমে আমরা কী গ্রহণ করি? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] তৃপ্তি
[খ] অভাব
[গ] বুদ্ধি
✅ উপযোগ

১২. কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে কী বলে? [দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] সঞ্চয়
✅ ভোগ
[গ] বিনিয়োগ
[ঘ] উৎপাদন

১৩. একজন ভোক্তা যদি পরপর ৩টি পাকা আম ভোগ করে এবং ১ম, ২য় ও ৩য় আম থেকে যথাক্রমে ৮ টাকা, ৭ টাকা ও ৬ টাকার সমান উপযোগ পায়, সেক্ষেত্রে তার মোট উপযোগ কত হবে? [সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ৮ টাকা
[খ] ১৩ টাকা
[গ] ১৫ টাকা
✅ ২১ টাকা

১৪. মিঠু ৪টি পেয়ারা কিনল, এক্ষেত্রে ৪র্থ পেয়ারাটিকে কী বলা যায়? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] মোট পেয়ারা
✅ প্রান্তিক পেয়ারা
[গ] ভোগকৃত পেয়ারা
[ঘ] উপভোগ্য পেয়ারা

১৫. কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকে কী বলে? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা;
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট]
[ক] মোট উপযোগ
✅ প্রান্তিক উপযোগ
[গ] মোট ভোগ
[ঘ] ভোগ

১৬. প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কী? [কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা; কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ সর্বাধিক হয়
[খ] সর্বনিম্ন হয়
[গ] একই থাকে
[ঘ] পরিবর্তিত হয়

১৭. মোট উপযোগ হ্রাস পায় কখন? [আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] প্রান্তিক উপযোগ হ্রাস পেলে
[খ] প্রান্তিক উপযোগ শূন্য হলে
✅ প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে
[ঘ] প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হলে

১৮. শখ বা নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কীরূপ [বি কে জি সি সরকার বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
✅ কাজ করে না
[খ] দ্রুত কাজ করে
[গ] অধিক কার্যকর
[ঘ] কার্যকর

১৯. সমাজে প্রতিপত্তি লাভের আশায় মানুষ দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত হলে অকার্যকর হবে নিচের কোনটি? [মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
[খ] ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
[গ] চাহিদা বিধি
[ঘ] যোগান বিধি

২০. একজন ভিক্ষুকের গাড়ি কেনার ইচ্ছাকে চাহিদা বলা যাবে না কেন? (অনুধাবন) [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] ইচ্ছা নেই বলে
✅ সামর্থ্য নেই বলে
[গ] আকাঙ্ক্ষা নেই বলে
[ঘ] ইচ্ছা ও আকাঙ্ক্ষা নেই বলে

২১. কোনো লোকের টেলিভিশন কেনার ইচ্ছা ও সামর্থ্য দুই রয়েছে। একে আমরা কী বলতে পারি? [দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] তীব্র শখ
[খ] বিলাসিতা
✅ চাহিদা
[ঘ] যোগান

২২. চাহিদার সাথে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] উপযোগ ও মূল্য
✅ সময় ও দাম
[গ] যোগান ও চাহিদা
[ঘ] উৎপাদন ও মজুদ

২৩. দাম বাড়লে চাহিদা কিরূপ হয়? দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল]
[ক] বাড়ে
[খ] সমান থাকে
[গ] বেশি বাড়ে
✅ কমে

২৪. চাহিদা সূচির অপর নাম কী? [যশোর জিলা স্কুল]
[ক] যোগান সূচি
✅ চাহিদা তালিকা
[গ] প্রান্তিক চাহিদা
[ঘ] চাহিদা ছক

২৫. বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ চাহিদা রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়, তাকে কী বলে? [চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ চাহিদা রেখা
[খ] যোগান রেখা
[গ] বাজেট রেখা
[ঘ] দাম ভোগ রেখা

২৬. চাহিদা রেখা চাহিদা সূচির কিসের প্রকাশ? [অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট; বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] গাণিতিক প্রকাশ
✅ জ্যামিতিক প্রকাশ
[গ] বীজগাণিতিক প্রকাশ
[ঘ] ত্রিকোণমিতিক প্রকাশ

২৭. অর্থনীতিতে কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে কী বলে? [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] চাহিদা
[খ] ভোগ
[গ] ক্রয় বিক্রয়
✅ যোগান

২৮. দাম ও যোগানের সম্পর্ক কিরূপ? [দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল;
বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] বিপরীতমুখী
[খ] সর্বত্র সমান নয়
✅ সমমুখী
[ঘ] উভয়ই ভোক্তার চাহিদার ওপর নির্ভরশীল

২৯. যোগান বৃদ্ধি পাওয়ার কারণ কী? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] দামের হ্রাস
✅ দামের বৃদ্ধি
[গ] চাহিদার হ্রাস
[ঘ] চাহিদা ও দাম হ্রাস

৩০. কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য বিভিন্ন দামে বাজারের সব বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দেন তাকে কী বলে? [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] ব্যক্তিগত যোগান
[খ] দ্বৈত যোগান
✅ বাজার যোগান
[ঘ] জাতীয় যোগান

৩১. যে দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তাকে কী বলে? [পুলিশ লাইন্স হাইস্কুল এন্ড কলেজ বগুড়া; বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] ভারসাম্য চাহিদা
[খ] ভারসাম্য যোগান
✅ ভারসাম্য দাম
[ঘ] ভারসাম্য পরিমাণ

৩২. উপযোগের ধারণাটির সাথে সংশ্লিষ্ট- [নড়াইল সরকরি উচ্চ বিদ্যালয়]
i. কোনো দ্রব্য দ্বারা অভাব মোচনের ক্ষমতা
ii. কোনো দ্রব্য দ্বারা অভাব পূরণের ক্ষমতা
iii. কোনো দ্রব্যের উপযোগ ধ্বংস

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩. আনজু শপিংমল থেকে নিজের জন্য একটি জামা কেনায় তাকে ভোক্তা বলা হয়। কারণ সে- [অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট]
i. জামাটির উপযোগ নিঃশেষ করবে
ii. জামাটি ভোগ করার জন্য অর্থ ব্যয় করেছে
iii. জামাটি ক্রয়ে দর কষাকষি করেছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. কোনো দ্রব্য বারবার ভোগ করার ফলে ঐ দ্রব্যের প্রতি কমে ভোক্তার- [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
i. আগ্রহ
ii. উপযোগ
iii. অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫. ব্যক্তিগত যোগান সূচিতে উপস্থিত থাকে- [অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট]
i. একাধিক বিক্রেতা
ii. একটি দ্রব্যের বিভিন্ন দাম
iii. একটি নির্দিষ্ট সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৬. যোগান বৃদ্ধি পাওয়ার কারণ হলো- [মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর; কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া
ii. বাজারে দ্রব্যের দাম হ্রাস পাওয়া
iii. বাজারে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৭. মানুষের দ্রব্য-সামগ্রীর প্রয়োজন হয় কেন? (অনুধাবন)
✅ বেঁচে থাকার জন্য
[খ] বিলাসিতার জন্য
[গ] গতিশীলতার জন্য
[ঘ] উন্নয়নের জন্য

৩৮. আমরা কোনটি ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারি না? (জ্ঞান)
✅ দ্রব্যসামগ্রী
[খ] শিল্পপ্রতিষ্ঠান
[গ] সামাজিক চাহিদা
[ঘ] সেবা

৩৯. বস্ত্র কোন ধরনের অভাব? (অনুধাবন)
[ক] আরামপ্রদ
✅ প্রয়োজনীয়
[গ] বিলাসজাত
[ঘ] কম প্রয়োজনীয়

৪০. উপযোগ কোন ধরনের ধারণা? (জ্ঞান)
✅ মানসিক
[খ] নৈতিক
[গ] ধর্মীয়
[ঘ] ব্যক্তিকেন্দ্রিক

৪১. মানুষের অভাব পূরণের জন্য দ্রব্যের উপযোগ লাভ করাকে কী বলে? (জ্ঞান)
[ক] ইচ্ছা
[খ] উপযোগিতা
[গ] লাভ
✅ ভোগ

৪২. ভোক্তা কে? (জ্ঞান)
✅ যে ভোগ করে
[খ] যে ভোগ দেয়
[গ] যে বিক্রি করে
[ঘ] যে যোগান দেয়

৪৩. ভোক্তা কোন দ্রব্য ভোগে অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে? (অনুধাবন)
[ক] বাতাস
[খ] আলো
✅ পানি
[ঘ] তাপ

৪৪. শফিক বাজার থেকে নির্দিষ্ট মূল্যে একটি ইলিশ মাছ ক্রয় করে নিজেই সবটা দিয়ে আহার করে। শফিককে অর্থনীতির ভাষায় কী বলা যায়? (প্রয়োগ)
✅ ভোক্তা
[খ] উপযোগকারী
[গ] সুবিধাভোগী
[ঘ] রুচিশীল

৪৫. কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্য একজন ভোক্তার- (উচ্চতর দক্ষতা)
i. অর্থ ব্যয় করতে হয়
ii. মানসিক প্রস্তুতি থাকতে হয়
iii. উন্নত রুচিবোধ থাকতে হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. ভোক্তার মাথাপিছু আয় বাড়ার ফলে তার- (উচ্চতর দক্ষতা)
i. ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়
ii. জীবনযাত্রার মান উন্নত হয়
iii. সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও :
শীত আসতে না আসতেই সিনহা রায় দুটি উলের কম্বল ক্রয় করে। রাতে প্রচণ্ড শীতে কম্বল গায়ে দিয়ে সিনহা শীত নিবারণ করে এবং আরামদায়ক ঘুম সম্পন্ন করে।

৪৭. উদ্দীপকে বর্ণিত কম্বলের শীত নিবারণ করার ক্ষমতাকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] ভোগ
✅ উপযোগ
[গ] চাহিদা
[ঘ] যোগান

৪৮. শীতের কম্বল এ বিষয়টির অন্তর্ভুক্ত হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. অভাব পূরণের ক্ষমতা
ii. মানসিক তৃপ্তি দিয়েছে
iii. অর্থমূল্য রয়েছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. নিচের কোনটি একটি বিশেষ সময়ে ঋণাত্মক হতে পারে? (জ্ঞান)
[ক] চাহিদা
[খ] মোট উপযোগ
[গ] উপযোগ
✅ প্রান্তিক উপযোগ

৫০. ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ কী হয়? (জ্ঞান)
[ক] ক্রমহ্রাসমান হারে কমে
✅ ক্রমহ্রাসমান হারে বাড়ে
[গ] সমানুপাতিক হারে বাড়ে
[ঘ] ক্রমান্বয়ে কমে

৫১. একজন ভোক্তার দুটি আম ভোগের ফলে তার মোট উপযোগের পরিমাণ হলো ১০ টাকা। ৩টি আম ভোগের ফলে যদি তার মোট উপযোগ ১২ টাকা হয় তাহলে ৩য় আমের প্রান্তিক উপযোগের পরিমাণ কত হবে? (প্রয়োগ)
[ক] ৪ টাকা
[খ] ৭ টাকা
[গ] ৩ টাকা
✅ ২ টাকা

৫২. কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
✅ মোট উপযোগ
[খ] প্রান্তিক উপযোগ
[গ] ঋণাত্মক উপভোগ
[ঘ] শূন্য উপযোগ

৫৩. ফাহাদ ১ম কলাটি খেয়ে ৮ টাকার সমান উপযোগ পেলেন। এরপর ২য় কলাটি খেয়ে মোট উপযোগ পেলেন ১০ টাকার সমান। ২য় কলাটির প্রান্তিক উপযোগ কত? (প্রয়োগ)
✅ ২ টাকা
[খ] ৯ টাকা
[গ] ১০ টাকা
[ঘ] ১২ টাকা

৫৪. বাজারে গিয়ে আমিনুল আম খেতে চাইল। সে চারটি আম খায়। কোন আমটির জন্য তার ব্যয় সর্বোচ্চ? (প্রয়োগ)
✅ ১ম
[খ] ২য়
[গ] ৩য়
[ঘ] ৪র্থ

SSC অর্থনীতি (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৩

৫৫. কোন দ্রব্যের মোট উপযোগ নির্ণয় করার ক্ষেত্রে প্রয়োজন-
 (উচ্চতর দক্ষতা)
i. নির্দিষ্ট সময়ে ভোগ করা
ii. তৃপ্তির পরিমাণ জানা
iii. নির্দিষ্ট মূল্যে ক্রয় করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ- (উচ্চতর দক্ষতা)
i. ক্রমহ্রাসমান হারে বাড়ে
ii. ক্রমহ্রাসমান হারে কমে
iii. স্বাভাবিক থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬১ ও ৬২ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
রিমন বাজারে গিয়ে ১৫০ টাকায় তিনটি আম কিনল। আমের দাম কম থাকায় রিমন কিছুক্ষণ পর ৫০ টাকায় আর একটি আম কিনল এবং বাসায় গিয়ে তৃপ্তির সাথে আমগুলো খেল।

৫৭. অনুচ্ছেদে রিমনের (জ) প্রান্তিক উপযোগ কত টাকা? (প্রয়োগ)
[ক] ১৫০
[খ] ১০০
✅ ৫০
[ঘ] ২৫

৫৮. প্রান্তিক উপযোগ বের করার ক্ষেত্রে রিমন- (উচ্চতর দক্ষতা)
i. চতুর্থ আমটির মূল্যকে প্রাধান্য দিয়েছে
ii. তৃপ্তির পরিমানকে গুরুত্ব দিয়েছে
iii. মোট ব্যয় করা টাকার পরিমান বোঝার চেষ্টা করেছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. প্রান্তিক উপযোগ কখন শূন্য হয়? (জ্ঞান)
✅ মোট উপযোগ সর্বোচ্চ হলে
[খ] মোট উপযোগ শূন্য হলে
[গ] মোট উপযোগ অপরিবর্তনীয় হলে
[ঘ] মোট উপযোগ সর্বনিম্ন হলে

৬০. দ্রব্যের ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ কী হয়? (জ্ঞান)
[ক] সর্বাধিক হয়
[খ] শূন্য হয়
✅ কমে
[ঘ] সমান থাকে

৬১. জনাব শাহনেওয়াজের ভোগের একক বৃদ্ধির ফলে উপযোগের পরিমাণ কমে যায়। এটি অর্থনীতির কোন বিধিটিকে সমর্থন করে? (প্রয়োগ)
[ক] চাহিদা বিধি
[খ] উপযোগ বিধি
[গ] উৎপাদন বিধি
✅ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি

৬২. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত কোনটি? (জ্ঞান)
✅ ভোক্তা স্বাভাবিক বিচারবুদ্ধিসম্পন্ন হবে
[খ] ভোক্তা উঁচু লোক হবে
[গ] ভোক্তা ব্যবসায়ী হবে
[ঘ] ভোক্তা বোকা লোক হবে

৬৩. প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কী হয়? (অনুধাবন)
✅ কমে
[খ] বৃদ্ধি পায়
[গ] সমান থাকে
[ঘ] খুব বেশি বৃদ্ধি পায়

৬৪. অতিরিক্ত এক একক ভোগে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] মোট উপযোগ
✅ প্রান্তিক উপযোগ
[গ] উপযোগের সমষ্টি
[ঘ] উপযোগ

৬৫. ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ রেখার ভূমি অক্ষে কী নির্দেশ করা হয়? (অনুধাবন)
✅ দ্রব্যের পরিমাণ
[খ] উপভোগ
[গ] দাম
[ঘ] বাজার

৬৬. MU এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
[ক] Marginal Usage
✅ Marginal Utitility
[গ] Market Usage
[ঘ] Market Utitility

৬৭. চাহিদা বিধিতে দাম (↑) হলে চাহিদা- (অনুধাবন)
[ক] (→)
[খ] (←)
[গ] (↑)
✅ (↓)

৬৮. একটি দ্রব্য অনেকবার ভোগ করার ফলে- (উচ্চতর দক্ষতা)
i. এর প্রান্তিক উপযোগ কমে যায়
ii. দ্রব্যটির প্রতি আগ্রহ বৃদ্ধি পায়
iii. দ্রব্যটির প্রতি আগ্রহ কমে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্ত হলো- (উচ্চতর দক্ষতা)
i. ভোক্তাকে উচ্চ আয়সম্পন্ন হতে হবে
ii. ভোক্তাকে স্বাভাবিক বিচারবুদ্ধিসম্পন্ন হতে হবে
iii. দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের রেখাচিত্রটি দেখে ৭০ ও ৭১ নং প্রশ্নের উত্তর দাও :

৭০. উল্লিখিত চিত্রটি অর্থনীতির কোন বিধিটিকে সমর্থন করে? (প্রয়োগ)
[ক] চাহিদা
[খ] যোগান
[গ] উপযোগ
✅ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ

৭১. চিত্র অনুযায়ী এ বিধিটির রেখাটি কী নির্দেশ করছে? (প্রয়োগ)
[ক] ডানদিকে উর্ধ্বমুখী
✅ ডানদিকে নিম্নমুখী
[গ] উভয়দিকে সমমুখী
[ঘ] উভয়দিকে বিপরীতমুখী

৭২. ব্যক্তির চাহিদাসূচি থেকে অঙ্কন করা হয়- (জ্ঞান)
✅ ব্যক্তিগত চাহিদা রেখা
[খ] বাজার চাহিদা রেখা
[গ] চূড়ান্ত চাহিদা রেখা
[ঘ] স্বাভাবিক চাহিদা রেখা

৭৩. চাহিদার শর্ত কয়টি? (জ্ঞান)
[ক] ২
[খ] ৫
✅ ৩
[ঘ] ৬

৭৪. ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে কী বলে? (জ্ঞান)
[ক] তৃপ্তি
✅ চাহিদা
[গ] ভোগ
[ঘ] লালসা

৭৫. চাহিদার ইংরেজি প্রতিশব্দ কোনটি? (জ্ঞান)
[ক] Supply
✅ Demand
[গ] Wage
[ঘ] Want

৭৬. দ্রব্যের দামের ওপর চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে কী বলে? (অনুধাবন)
[ক] উৎপাদন বিধি
✅ চাহিদা বিধি
[গ] যোগান বিধি
[ঘ] উপযোগ বিধি

৭৭. দাম ও সময়ের প্রেক্ষিতে কী বিবেচিত হয়? (অনুধাবন)
[ক] ভোগের পরিমাণ
✅ চাহিদার পরিমাণ
[গ] উপযোগের পরিমাণ
[ঘ] উৎপাদনের পরিমাণ

৭৮. কোনটি থেকে ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করা যায়? (উচ্চতর দক্ষতা)
✅ একজন ব্যক্তির চাহিদা সূচি থেকে
[খ] একজন ব্যক্তির যোগান সূচি থেকে
[গ] ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে
[ঘ] ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি থেকে

৭৯. দাম ও চাহিদার মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান? (জ্ঞান)
[ক] সমমুখী
[খ] কেন্দ্রমুখী
✅ বিপরীতমুখী
[ঘ] নিম্নমুখী

৮০. কিসের ভিত্তিতে চাহিদা রেখা আঁকা যায়? (জ্ঞান)
✅ চাহিদা সূচি
[খ] চাহিদার বৃদ্ধি
[গ] চাহিদা বিধি
[ঘ] চাহিদার হ্রাস

৮১. চাহিদা রেখা কেমন থাকে? (জ্ঞান)
[ক] ভূমির সাথে সমান্তরাল
✅ ডানদিকে নিম্নগামী
[গ] বামদিকে ঊর্ধ্বগামী
[ঘ] ডানদিকে ঊর্ধ্বগামী

৮২. চাহিদা কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
✅ দামের
[খ] উপযোগের
[গ] ক্রেতার
[ঘ] বাজারের

৮৩. বাজারে নির্দিষ্ট দামে সব ভোক্তার ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদার সমষ্টিকে কী বলা হয়? (জ্ঞান)
✅ বাজার চাহিদা
[খ] ভোক্তা চাহিদা
[গ] সমষ্টি চাহিদা
[ঘ] ব্যক্তিগত চাহিদা

৮৪. চাহিদা রেখা কোনটি? (অনুধাবন)
[ক] RR
[খ] SS
[গ] CC
✅ DD

৮৫. চাহিদার সম্পর্ক রয়েছে- (অনুধাবন)
i. দামের সাথে
ii. সময়ের সাথে
iii. যোগানের সাথে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. চাহিদার বাড়া-কমার ক্ষেত্রে অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে বোঝানো হয়েছে- (অনুধাবন)
i. ক্রেতার রুচি ও পছন্দ
ii. আয়
iii. পণ্যের দাম

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. অর্থনীতিতে চাহিদা হতে হলে- (অনুধাবন)
i. ক্রয়ের সামর্থ্য থাকতে হবে
ii. দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা
iii. দ্রব্যটির মূল্য থাকতে হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম বাড়লে বা কমলে- (উচ্চতর দক্ষতা)
i. চাহিদার পরিমাণ বাড়তে পারে
ii. চাহিদার পরিমাণ কমতে পারে
iii. চাহিদা অপরিবর্তিত থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] র, রi ও ii

৮৯. বাজারে কারা বিক্রয়ের জন্য দ্রব্য সাজিয়ে রাখেন? (জ্ঞান)
✅ বিক্রেতাগণ
[খ] সরবরাহকারীগণ
[গ] প্রতিনিধিরা
[ঘ] কর্মচারীরা

৯০. একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক ও সমর্থ থাকে তাকে কী বলে? (জ্ঞান)
✅ যোগান
[খ] চাহিদা
[গ] রেখা
[ঘ] সূচি

৯১. যোগানের ইংরেজি প্রতিশব্দ কোনটি? (জ্ঞান)
[ক] Demand
✅ Supply
[গ] Utility
[ঘ] Product

৯২. দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ কী রকম থাকে? (জ্ঞান)
[ক] বৃদ্ধি পায়
✅ হ্রাস পায়
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] ঋণাত্মক পর্যায়

৯৩. কোনো দ্রব্যের চাহিদার চেয়ে যোগান বেশি হলে দ্রব্যের দাম কেমন হবে? (জ্ঞান)
✅ কমবে
[খ] বাড়বে
[গ] স্থির থাকবে
[ঘ] সর্বোচ্চ হবে

৯৪. কোনো দ্রব্যের যোগান কিসের উপর নির্ভর করে? (অনুধাবন)
[ক] চাহিদার
[খ] উৎপাদনের
✅ দামের
[ঘ] ভোগের

৯৫. দাম পরিবর্তনের ফলে যোগানের কী রকম পরিবর্তন ঘটে? (জ্ঞান)
[ক] ঊর্ধ্বমুখী
✅ সমমুখী
[গ] বিপরীতমুখী
[ঘ] নিম্নমুখী

৯৬. যোগান রেখা অঙ্কন করার জন্য নিচের কোন জিনিসটি দরকার? (জ্ঞান)
[ক] যোগানের সময়
✅ যোগান সূচি
[গ] যোগানের পরিমাণ
[ঘ] যোগানের দাম

৯৭. যোগান সূচিতে কিসের প্রতিফলন ঘটে? (জ্ঞান)
[ক] যোগান ও চাহিদার সম্পর্ক
[খ] দাম ও চাহিদার সম্পর্ক
✅ যোগান বিধির
[ঘ] চাহিদা ও যোগানের বৈষম্য

৯৮. দাম পরিবর্তনের ফলে যোগানের সমমুখী পরবির্তনকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] যোগান বিধি
✅ যোগান রেখা
[গ] যোগান বাজার
[ঘ] যোগান সূচি

৯৯. নিচের রেখাচিত্রে ঙঢ ভূমি অক্ষে দ্রব্যের যোগান এবং ঙণ লম্ব অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। তাহলে গগ১ রেখা দ্বারা কোনটি নির্দেশ করা হয়েছে? (প্রয়োগ)
[ক] চাহিদার স্থিতিস্থাপকতা
[খ] যোগানের স্থিতিস্থাপকতা
✅ যোগান রেখা
[ঘ] যোগান বিধি

১০০. যোগান রেখা সাধারণত কেমন থাকে? (অনুধাবন)
✅ বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী
[খ] বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী
[গ] ভূমি অক্ষে সমান্তরাল
[ঘ] লম্ব অক্ষে সমান্তরাল

১০১. যোগান রেখার ভূমি অক্ষে কী দেখানো হয়? (জ্ঞান)
✅ যোগানের পরিমাণ
[খ] চাহিদার পরিমাণ
[গ] উপযোগের পরিমাণ
[ঘ] উৎপাদনের পরিমাণ

১০২. কোনটি যোগান রেখা? (অনুধাবন)
[ক] DD
[খ] CC
[গ] QQ
✅ SS

১০৩. একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ দ্রব্য যোগান দেয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ ব্যক্তিগত যোগান
[খ] বাজার যোগান
[গ] সমষ্টিগত যোগান
[ঘ] স্বাভাবিক যোগান

১০৪. চাহিদা অপেক্ষা যোগান বেশি হলে দামের উপর কী ধরনের চাপ সৃষ্টি হয়? (অনুধাবন)
[ক] ঊর্ধ্বমুখী
[খ] পার্শ্বমুখী
✅ নিম্নমুখী
[ঘ] অর্ন্তমুখী

১০৫. অর্থনীতিতে যোগান বলতে বোঝায়- (অনুধাবন)
i. দোকানে দ্রব্যের ব্যাপক সরবরাহ
ii. বিক্রেতার নির্দিষ্ট দামে দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক থাকা
iii. নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে সমর্থ থাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৬. দ্রব্যের দামের পরিবর্তনের সাথে সাথে যোগানের পরিমাণ- (উচ্চতর দক্ষতা)
i. বৃদ্ধি পায়
ii. হ্রাস পায়
iii. অপরিবর্তিত থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৭. ব্যক্তিগত যোগান হলো- (অনুধাবন)
i. একজন বিক্রেতার বিভিন্ন দামে দ্রব্য বিক্রয়
ii. একজন বিক্রেতার নির্দিষ্ট সময়ে দ্রব্য বিক্রয়
iii. একজন বিক্রেতার দ্রব্যের সরবরাহ নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৮. যোগানের অন্যতম বিবেচ্য বিষয় হলো- (অনুধাবন)
i. একটি দ্রব্য
ii. একটি নির্দিষ্ট দাম
iii. একটি নির্দিষ্ট সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৯. বাজার করতে গিয়ে জমির শেখ সাধারণ দৃশ্য হিসেবে কোনটি দেখতে পাবে? (প্রয়োগ)
✅ দ্রব্যের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার দর কষাকষি
[খ] বাজারে দ্রব্যের প্রচুর সরবরাহ
[গ] অস্বাভাবিক লোকের চাপে বাজার ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি
[ঘ] দ্রব্যের পরিমাণ থেকে লোক সমাগম বেশি

১১০. বাজারে গিয়ে ক্রেতা সবসময় কী চেষ্টা করেন? (জ্ঞান)
[ক] বেশি দামের দ্রব্য ক্রয় করতে
✅ সর্বনিম্ন মূল্যে দ্রব্য ক্রয় করতে
[গ] সবচেয়ে বেশি বিক্রিত দ্রব্যটি ক্রয় করতে
[ঘ] সামর্থ্যরে বাইরে দ্রব্য ক্রয় করতে

১১১. দ্রব্য বিক্রির ক্ষেত্রে কোনটি বিক্রেতার বৈশিষ্ট্য? (জ্ঞান)
✅ সর্বোচ্চ দামে দ্রব্য বিক্রয় করা
[খ] সর্বনিম্ন দামে দ্রব্য বিক্রয় করা
[গ] সর্বোচ্চ দামে দ্রব্য ক্রয় করা
[ঘ] সর্বনিম্ন দামে দ্রব্য ক্রয় করা

১১২. ক্রেতা-বিক্রেতার দর কষাকষির মাধ্যমে কোন অবস্থায় একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্য ক্রয়-বিক্রয়ে সম্মত হয়? (জ্ঞান)
[ক] যোগান ও উপযোগ সমান হলে
[খ] উপযোগ ও চাহিদা সমান হলে
[গ] ভোগ ও চাহিদা সমান হলে
✅ চাহিদা ও যোগান সমান হলে

১১৩. কোনটি চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে নির্ধারিত হয়? (জ্ঞান)
[ক] অধিক দাম
✅ ভারসাম্য দাম
[গ] ভারসাম্যহীন দাম
[ঘ] স্বল্প দাম

১১৪. ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনা-বেচা হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ ভারসাম্য পরিমাণ
[খ] ভারসাম্য বিধি
[গ] ভারসাম্য চাহিদা
[ঘ] ভারসাম্য যোগান

১১৫. চাহিদা ও যোগানের মধ্যে সমতা না থাকলে কী হয়? (উচ্চতর দক্ষতা)
✅ দামের পরিবর্তন হয়
[খ] চাহিদার হ্রাস পায়
[গ] দামের বৃদ্ধি হয়
[ঘ] দামের হ্রাস পায়

১১৬. ক্রেতা ও বিক্রেতার দরকষাকষির ফলে এমন একটি দামে দ্রব্যটি ক্রয়-বিক্রয় হয় যেখানে পরস্পর সমান থাকে- (উচ্চতর দক্ষতা)
i. চাহিদা
ii. যোগান
iii. উপযোগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৭. চাহিদা অপেক্ষা যোগান বেশি হলে- (উচ্চতর দক্ষতা)
i. দামের উপর নিম্নমুখী চাপ সৃষ্টি হবে
ii. দ্রব্যের দাম বৃদ্ধি পাবে
iii. দ্রব্যের দাম কমবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

1 Comments: