SSC বহিপীর নাটকের (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-২ pdf download

নবম-দশম শ্রেণি
বাংলা সহপাঠ গাইড
নাটক
বহিপীর
সৈয়দ ওয়ালীউল্লাহ

SSC Bangla 1st Paper Natok
Bohipir
MCQ
Question and Answer pdf download

বহিপীর নাটকের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর SSC Bangla 1st Paper Natok Bohipir MCQ with Answer (56-109)

(৫৬-১০৯)

৫৬. হাশেম পড়াশোনা শেষ করে কী দিতে চায়? [উত্তর: খ]
[ক] রাইস মিল
[খ] ছাপাখানা
[গ] বইয়ের দোকান
[ঘ] পোশাক কারখানা

৫৭. “শরীরটা আমার ভালো নাই”- কার? [উত্তর: খ]
[ক] বহিপীরের
[খ] হাতেম আলির
[গ] খোদেজার
[ঘ] হকিকুল্লাহর

৫৮. “খোদার কাছে হাজার শোকর”- জমিদারের এমন উক্তির কারণ কী? [উত্তর: ঘ]
[ক] ছেলের বিয়ে স্থির হওয়া
[খ] তাহেরার ফিরে যেতে রাজি হওয়া
[গ] জমিদার হতে পেরে
[ঘ] বহিপীরকে আশ্রয় দিতে পেরে

৫৯. হাতেম আলি নিজেকে বড় ধন্য মনে করেছেন কেন? [উত্তর: খ]
[ক] জমিদার হতে পেরে
[খ] বহিপীরকে আশ্রয় দিতে পেরে
[গ] ছেলেকে শিক্ষিত করতে পেরে
[ঘ] তাহেরার মন পরিবর্তন করতে পেরে

৬০. হাতেম আলির জমিদারি কোথায়? [উত্তর: খ]
[ক] কেশবপুরে
[খ] রেশমপুরে
[গ] পাতালপুরে
[ঘ] সুবিদপুরে

৬১. হাতেম আলির একমাত্র ছেলের নাম কী? [উত্তর: খ]
[ক] হাশেম আলি
[খ] হবিব আলি
[গ] হিরণ আলি
[ঘ] হানিফ আলি

৬২. “খোদা চাহে-তো মতিগতি ভালোই”- কার? [উত্তর: গ]
[ক] খোদেজার
[খ] তাহেরার
[গ] হাশেমের
[ঘ] হকিকুল্লাহর

৬৩. জমিদার হাতেম আলির বলা কোন কথাটি মিথ্যা? [উত্তর: গ]
[ক] রেশমপুর আমার যৎকিঞ্চিৎ জমিদারি আছে
[খ] খোদা চাহে-তো মতিগতি ভালোই
[গ] ভাবলাম, শহরে এসে দাওয়াই করাই
[ঘ] কালই নিলামে উঠবে

৬৪. “আপনার নাম বহিপীর কী করে হলো?”- প্রশ্নটি কার? [উত্তর: গ]
[ক] হাশেম আলির
[খ] তাহেরার
[গ] হাতেম আলির
[ঘ] খোদেজার

৬৫. বিভিন্ন অঞ্চলের মুরিদদের সাথে সহজে কথাবার্তা বলার জন্য বহিপীর কী করেছে? [উত্তর: গ]
[ক] দোভাষী রেখেছে
[খ] নানা রকম ভাষা শিখেছে
[গ] বইয়ের ভাষা আয়ত্ত করেছে
[ঘ] প্রয়োজনীয় কথা লিখে রেখেছে

৬৬. বহিপীরের কানে কটু ঠেকে কোনটি? [উত্তর: গ]
[ক] বইয়ের ভাষা
[খ] লেখ্য-ভাষা
[গ] আঞ্চলিক ভাষা
[ঘ] বিদেশি ভাষা

৬৭. খোদার বাণী বহন করার উপযুক্ততা নেই কিসের? [উত্তর: খ]
[ক] বইয়ের ভাষার
[খ] কথ্য ভাষার
[গ] বাংলা ভাষার
[ঘ] বিদেশি ভাষার

৬৮. বহিপীরের মতে কী বোঝা সত্যিই মুশকিল? [উত্তর: গ]
[ক] নারীর মন
[খ] বইয়ের ভাষা
[গ] সৃষ্টিকর্তার ইচ্ছা
[ঘ] আবহাওয়ার মতিগতি

৬৯. কেবল কী করেই বহিপীরের জীবন কেটেছে? [উত্তর: খ]
[ক] অর্থ উপার্জন করে
[খ] মুরিদান করে
[গ] ভ্রমণ করে
[ঘ] বই অধ্যয়ন করে

৭০. কারা বহিপীরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে? [উত্তর: খ]
[ক] জিনেরা
[খ] মুরিদরা
[গ] অন্য পীরেরা
[ঘ] পীর প্রথার বিরোধীরা

৭১. বহিপীরের বাড়ি কোথায়? [উত্তর: খ]
[ক] রেশমপুর
[খ] সুনামগঞ্জ
[গ] রাজশাহী
[ঘ] হবিগঞ্জ

৭২. বহিপীরের সর্বদা কী করার অভ্যাস? [উত্তর: খ]
[ক] ইবাদত
[খ] ওয়াজ-নছিহত
[গ] পরোপকার
[ঘ] খাওয়া-দাওয়া

৭৩. হাতেম আলির মামার ওপর আকাশ ভেঙে পড়েছে কেন? [উত্তর: ক]
[ক] জমিদারি হারাতে পারেন বলে
[খ] হাশেম তাহেরাকে নিয়ে পালিয়েছে বলে
[গ] বহিপীর পুলিশ ডাকবেন বলে
[ঘ] তাহেরা বহিপীরের সাথে যাবে না বলে

৭৪. ‘একবার শুরু হলে তার শেষ নাই’- হাতেম আলি কী সম্পর্কে বলেছেন? [উত্তর: গ]
[ক] অন্যায়
[খ] চরিত্রহীনতা
[গ] মিথ্যাবাদিতা
[ঘ] দুঃসময়

৭৫. হাতেম আলি যখন রেশমপুরের জমিদারি হাতে পান তখন তার অবস্থা কেমন ছিল? [উত্তর: গ]
[ক] অত্যন্ত ভালো
[খ] মোটামুটি ভালো
[গ] বেশ খারাপ
[ঘ] সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত

৭৬. জমিদারির আয়ের বর্তমান অবস্থা বোঝাতে হাতিম আলি কোন বিশেষণটি ব্যবহার করেছে? [উত্তর: গ]
[ক] সমৃদ্ধ
[খ] উড়ণচণ্ডী
[গ] অন্তঃসারশূন্য
[ঘ] অদৃশ্য

৭৭. হাতেম আলির জামিদারি কোন আইনের কারণে নিলামে উঠবে? [উত্তর: খ]
[ক] প্রজাপালন আইন
[খ] সান্ধ্য আইন
[গ] সামরিক আইন
[ঘ] শ্রম আইন

৭৮. হাতেম আলি কার কাছ থেকে অর্থ সাহায্য পাওয়ার আশা করেছিলেন? [উত্তর: ঘ]
[ক] পুত্রের কাছ থেকে
[খ] বহিপীরের কাছ থেকে
[গ] স্ত্রীর কাছ থেকে
[ঘ] বন্ধুর কাছ থেকে

৭৯. হাতেম আলির বাল্যবন্ধুর নাম কী? [উত্তর: খ]
[ক] হকিকুল্লাহ
[খ] আনোয়ার উদ্দিন
[গ] হাবিবুল্লাহ
[ঘ] ইয়ার উদ্দিন

৮০. হাতেম আলির শহরে আসার উদ্দেশে কী? [উত্তর: খ]
[ক] চিকিৎসা করানো
[খ] জমিদারি রক্ষা করা
[গ] ছেলের বিয়ে দেওয়া
[ঘ] বহিপীরের সেবা করা

৮১. হাতেম আলি কখন নিশ্চিত হলেন যে জমিদারি বাঁচানো যাবে না? [উত্তর: গ]
[ক] সূর্যাস্ত আইনের প্রয়োগ ঘটলে
[খ] প্রজারা খাজনা দেওয়া বন্ধ করলে
[গ] বন্ধু টাকা দিতে অস্বীকৃতি জানালে
[ঘ] শত্রুরা তার পেছনে লাগলে

৮২. “আমার পরিবার দেউলে হবে, সবকিছু উচ্ছন্নে যাবে-” কী ঘটলে? [উত্তর: ক]
[ক] জমিদারি নিলামে উঠলে
[খ] বহিপীর বদদোয়া দিলে
[গ] হাশেম তাহেরাকে বিয়ে করলে
[ঘ] ছাপাখানা বন্ধ হলে

৮৩. জমিদার হতাশ হয়ে পড়লে বহিপীর কার ওপর ভরসা রাখতে পরামর্শ দেন? [উত্তর: গ]
[ক] নিজের ওপর
[খ] স্ত্রীর ওপর
[গ] খোদার ওপর
[ঘ] পুত্রের ওপর

৮৪. বহিপীর জমিদারের কাছে কোন বিষয়টি লুকিয়েছেন? [উত্তর: খ]
[ক] তাঁর নামের মর্মার্থ
[খ] তাঁর নৌযাত্রার উদ্দেশে
[গ] তাঁর বাড়ির ঠিকানা
[ঘ] তাঁর দুর্ঘটনার বিবরণ

৮৫. বহিপীর ও তাহেরার মধ্যকার সম্পর্ক কী? [উত্তর: ঘ]
[ক] পীর-মুরিদ
[খ] পিতা-কন্যা
[গ] ভাই-বোন
[ঘ] স্বামী-স্ত্রী

৮৬. তাহেরার সাথে বহিপীরের বিয়ে হয় কোন দিনে? [উত্তর: ঘ]
[ক] শনিবার
[খ] সোমবার
[গ] বুধবার
[ঘ] শুক্রবার

৮৭. কত বছর আগে বহিপীরের প্রথম স্ত্রী মারা যায়? [উত্তর: খ]
[ক] দশ বছর আগে
[খ] চৌদ্দ বছর আগে
[গ] আঠারো বছর আগে
[ঘ] বিশ বছর আগে

৮৮. তাহেরাকে বিয়ে করার ব্যাপারে বহিপীরের মনোভাব কেমন ছিল? [উত্তর: খ]
[ক] সম্পূর্ণরূপে সম্মত
[খ] মোটামুটি সম্মত
[গ] সম্পূর্ণরূপে অসম্মত
[ঘ] দ্বন্দ্বমুখর

৮৯. বহিপীর কোন ঘটনাটিকে ‘ইমানে গায়ের-মামুলি কাণ্ড’ বললেন? [উত্তর: গ]
[ক] হাতেম আলির জমিদারি হারানো
[খ] তাহেরার সাথে তাঁর বিয়ে হওয়া
[গ] তাহেরার পালিয়ে যাওয়া
[ঘ] জমিদারের বজরায় আশ্রয় পাওয়া

৯০. ‘যাহাকে তখনো আমি দেখি নাই’- বহিপীর কার কথা বলেছেন? [উত্তর: ঘ]
[ক] তাহেরার সৎমায়ের কথা
[খ] তাহেরার চাচাতো ভাইয়ের কথা
[গ] তাহেরার চাচার কথা
[ঘ] তাহেরার কথা

৯১. “আমার মুরিদের মুখ ভয়ে শুকাইয়া গেল”- কিসের ভয়? [উত্তর: ক]
[ক] পীরের বদদোয়ার ভয়
[খ] কন্যাকে হারানোর ভয়
[গ] জমিদারি খোয়ানোর ভয়
[ঘ] জীবন হারানোর ভয়

৯২. তাহেরার শিক্ষাদীক্ষার ত্রুটির জন্য বহিপীর কাকে দায়ী করেন? [উত্তর: গ]
[ক] নিজেকে
[খ] তাহেরাকে
[গ] তাহেরার বাবা-মাকে
[ঘ] তাহেরার শিক্ষককে

৯৩. তাহেরা ঘর ছেড়ে পালালেও বহিপীর পুলিশে খবর দিতে দিলেন না কেন? [উত্তর: খ]
[ক] তাহেরাকে মুক্তি দেবেন বলে
[খ] জানাজানি হওয়ার ভয়ে
[গ] পুলিশের দায়িত্বশীলতা নিয়ে সন্দেহ থাকায়
[ঘ] হকিকুল্লাহ নিষেধ করেছিল বলে

৯৪. তাহেরা পালিয়ে যাওয়ার পর কে অধীর হয়ে পুলিশে খবর দিতে চেয়েছিল? [উত্তর: ঘ]
[ক] তাহেরার বাবা
[খ] বহিপীর
[গ] হকিকুল্লাহ
[ঘ] তাহেরার সৎমা

৯৫. তাহেরাকে খুঁজতে বহিপীর কোথায় গিয়েছিলেন? [উত্তর: ঘ]
[ক] সদরঘাট
[খ] ডেমরা
[গ] সোয়ারি ঘাট
[ঘ] কদমতলা

৯৬. ‘সেই নিশানটি হারাইয়াই তো মুশকিল হয়েছে’- নিশান বলতে কোনটিকে ইঙ্গিত করা হয়েছে? [উত্তর: ঘ]
[ক] বিয়ের কাবিননামা
[খ] তাহেরার ছবি
[গ] বিয়ের আংটি
[ঘ] তাহেরার চাচাতো ভাই

৯৭. বহিপীরের মতে কারা কখনোই কথা গোপন রাখতে পারে না? [উত্তর: গ]
[ক] যুবকেরা
[খ] নাবালকেরা
[গ] নারীরা
[ঘ] ধর্মভীরুরা

৯৮. তাহেরা তার পরিচয় কার কাছে প্রকাশ করেছে বলে বহিপীরের সন্দেহ? [উত্তর: ঘ]
[ক] পুলিশের কাছে
[খ] হাতেম আলির কাছে
[গ] হকিকুল্লাহর কাছে
[ঘ] খোদেজার কাছে

৯৯. তাহেরার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বহিপীর প্রথম কার কাছে তথ্য চাইলেন? [উত্তর: ক]
[ক] হাতেম আলির কাছে
[খ] খোদেজার কাছে
[গ] হাশেম আলির কাছে
[ঘ] হকিকুল্লাহর কাছে

১০০. ‘বহিপীর’ নাটকে খোদেজা ও হাশেমের দ্বন্দ্ব কোনটিকে ঘিরে? [উত্তর: খ]
[ক] সম্পত্তি ভাগাভাগি
[খ] তাহেরাকে ফিরিয়ে দেওয়া নিয়ে
[গ] পীরের সেবা করা নিয়ে
[ঘ] ছাপাখানা খোলা নিয়ে

১০১. ‘পীরসাহেব, আপনার বিবি আমার সঙ্গেই আছেন’- ‘বহিপীর’ নাটকে উক্তিটি কার? [উত্তর: গ]
[ক] হাশেমের
[খ] হাতেম আলির
[গ] খোদেজার
[ঘ] হকিকুল্লাহর

১০২. তাহেরাকে ঘিরে নাটকীয়তার বিষয়টি কাকে স্পর্শ করে না? [উত্তর: ঘ]
[ক] তাহেরাকে
[খ] হাশেমকে
[গ] খোদেজাকে
[ঘ] হাতেম আলিকে

১০৩. ‘বহিপীর’ নাটকের প্রথম দৃশ্যটির সময়কাল কোনটি? [উত্তর: ক]
[ক] সকাল নয়টা
[খ] দুপুর একটা
[গ] বিকেল পাঁচটা
[ঘ] রাত বারোটা

১০৪. ‘বহিপীর’ নাটকটি কত অঙ্কবিশিষ্ট? [উত্তর: খ]
[ক] এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার

১০৫. ‘বহিপীর’ নাটকে বাইরের ঘরের মোড়ার ওপর সমাবিষ্টের মতো কাকে বসে থাকতে দেখা যায়? [উত্তর: ঘ]
[ক] হাশেম আলিকে
[খ] বহিপীরকে
[গ] খোদেজাকে
[ঘ] হাতেম আলিকে

১০৬. হাতেম আলি সারা বিকাল, সারা সন্ধ্যা কিসের আশায় কাটাল? [উত্তর: ক]
[ক] বাল্যবন্ধুর আগমনের
[খ] বহিপীরের অর্থসাহায্যের
[গ] তাহেরার সম্মতি প্রদানের
[ঘ] ঝড় থেমে যাওয়ার

১০৭. আর একটা রাত- এরপর কী হবে? [উত্তর: গ]
[ক] বিদায় নেবেন
[খ] তাহেরা ফিরে যাবে
[গ] জমিদারি বেহাত হবে
[ঘ] বাল্যবন্ধু আনোয়ার আসবে

১০৮. বহিপীরের মতে কী করলে রিজিক ভোগের সময় দীর্ঘ হবে? [উত্তর: খ]
[ক] রিজিক দ্রæত ভোগ করলে
[খ] রিজিক ধীরে ধীরে ভোগ করলে
[গ] রিজিকের ভাগ অন্যকে দিলে
[ঘ] অন্যের রিজিক ছিনিয়ে নিলে

১০৯. ‘আমি যেন বার্তাবাহক’- বহিপীর নাটকে কে বলেছে? [উত্তর: খ]
[ক] হাতেম আলি
[খ] হাশেম আলি
[গ] খোদেজা
[ঘ] হকিকুল্লাহ

SSC Bangla 1st Paper
Bohipir
Natok
MCQ
Question-Answer pdf download

৯ম-১০ম শ্রেণির
বাংলা ১ম পত্র গাইড
বহিপীর
নাটক

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide