নবম-দশম শ্রেণি
বাংলা সহপাঠ গাইড
নাটক
বহিপীর
সৈয়দ ওয়ালীউল্লাহ
SSC Bangla 1st Paper Natok
Bohipir
MCQ
Question and Answer pdf download
(১১০-১৬২)
১১০. ‘আমি যেন বার্তাবাহক’- উক্তিটিতে হাশেমের কোন অনুভূতির প্রকাশ ঘটে? [উত্তর: ক]
[ক] বিরক্তি
[খ] বিস্ময়
[গ] উচ্ছ্বাস
[ঘ] ভাবালুতা
১১১. হাশেমের মতে বার্তাবাহককে কী হতে হয়? [উত্তর: গ]
[ক] দয়াশীল
[খ] ক্ষমাশীল
[গ] দলহীন
[ঘ] নীতিহীন
১১২. ‘আসলে বেড়ালের ভাব’- হাশেম কার সম্পর্কে কথাটি বলেছে? [উত্তর: ঘ]
[ক] খোদেজা
[খ] তাহেরা
[গ] হকিকুল্লাহ
[ঘ] বহিপীর
১১৩. কোনো কিছুতেই তাহেরা ফিরে যেতে রাজি না হওয়ায় বহিপীর কাকে খবর দেওয়ার ভয় দেখান? [উত্তর: গ]
[ক] তাহেরার বাবাকে
[খ] তাহেরার সৎমাকে
[গ] পুলিশকে
[ঘ] হকিকুল্লাহকে
১১৪. তাহেরা বিয়ের সময় হ্যাঁ বলেনি কেন? [উত্তর: খ]
[ক] লজ্জায়
[খ] মত ছিল না বলে
[গ] বাবা নিষেধ করে ছিলেন বলে
[ঘ] প্রয়োজন ছিল না বলে
১১৫. হাশেমের মতে তাহেরা ও বহিপীরের মধ্যকার বিয়ে জায়েজ হয়নি কেন? [উত্তর: খ]
[ক] বহিপীর তাহেরাকে দেখেন নি বলে
[খ] তাহেরার বিয়েতে মত ছিল না বলে
[গ] বহিপীর বিয়ের ব্যাপারে নিমরাজি ছিলেন বলে
[ঘ] তাহেরা পালিয়ে এসেছে বলে
১১৬. তাহেরাকে স্নেহ করলেও খোদেজা বহিপীরের পক্ষ নেন কেন? [উত্তর: খ]
[ক] তার মুরিদ বলে
[খ] পীরের বদদোয়ার ভয়ে
[গ] পীর অর্থ দেবেন বলে
[ঘ] হাশেমের মতিগতি দেখে
১১৭. ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রে কুসংস্কারাচ্ছন্নতা ও ধর্মান্ধতার বিষয়টি স্পষ্ট? [উত্তর: ঘ]
[ক] তাহেরা
[খ] হাতেম আলি
[গ] হাশেম আলি
[ঘ] খোদেজা
১১৮. পীরকে খুশি করার আশায় জোর করে বিয়ে দেওয়ায় তাহেরা নিজেকে কী ভেবেছে? [উত্তর: খ]
[ক] নিতান্তই ফেলনা
[খ] কোরবানির পশু
[গ] অত্যন্ত অসহায়
[ঘ] নর্দমার কীট
১১৯. ফিরে যাওয়ার প্রস্তাবে খোদেজার তীব্র অস্বীকৃতির কারণে বহিপীরের পুলিশ আনার হুকুম দেওয়ায় কী প্রমাণিত হয়? [উত্তর: ক]
[ক] নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন
[খ] তাঁর বাস্তব জ্ঞান টনটনে
[গ] তাঁর মুরিদদের মধ্যে পুলিশও আছে
[ঘ] তিনি তাহেরার কথা মেনে নিয়েছেন
১২০. বহিপীর পুলিশ আনার নির্দেশ দিলে খোদেজা কী করার চেষ্টা করে? [উত্তর: খ]
[ক] পালানোর চেষ্টা
[খ] আত্মহত্যার চেষ্টা
[গ] প্রাণপণে কাঁদার চেষ্টা
[ঘ] বহিপীরকে বোঝানোর চেষ্টা
১২১. ও কে আবার উঁকি মারছে।- খোদেজা কার কথা বলছে? [উত্তর: খ]
[ক] বহিপীর
[খ] হকিকুল্লাহ
[গ] পুলিশ
[ঘ] মামি
১২২. জিব্রাইলের মতো বহিপীরের কাঁধের ওপর দাঁড়িয়ে আছে কে? [উত্তর: গ]
[ক] হাশেম
[খ] হাতেম আলি
[গ] হকিকুল্লাহ
[ঘ] পুলিশ
১২৩. ‘আমি খাল কেটে ঘরে যেন কুমির এনেছি’- খোদেজা কোন কাজটির প্রতি ইঙ্গিত করেছে? [উত্তর: গ]
[ক] বহিপীরকে বজরার আশ্রয়ে দেওয়া
[খ] হকিকুল্লাহকে বজরায় থাকতে দেওয়া
[গ] তাহেরাকে বজরায় আশ্রয় দেওয়া
[ঘ] হাশেমকে বজরায় থাকতে দেওয়া
১২৪. ‘আমি স্বপ্নেও ভাবতে পারি না’- খোদেজা কী ভাবতে পারেন না? [উত্তর: খ]
[ক] জমিদারি হারানোর বিষয়টি
[খ] তাহেরা-হাশেমের বিয়ের বিষয়টি
[গ] পীরের স্ত্রী হওয়ার বিষয়টি
[ঘ] আনোয়ার উদ্দিনের না আসার বিষয়টি
১২৫. বজরায় তাহেরার পক্ষে কে সবসময়ই থেকেছে? [উত্তর: খ]
[ক] হাতেম আলি
[খ] হাশেম আলি
[গ] খোদেজা
[ঘ] হকিকুল্লাহ
১২৬. হাশেম আলি হঠাৎ দুহাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করে কেন? [উত্তর: খ]
[ক] জমিদারি চলে যাবে ভেবে
[খ] বাবার কষ্টের কথা ভেবে
[গ] ছাপাখানা দিতে না পারার কারণে
[ঘ] তাহেরাকে হারানোর ভয়ে
১২৭. হাতেম আলির কাছে কোন ডাকটা ঠাট্টার মতো মনে হয়? [উত্তর: খ]
[ক] মিয়াভাই
[খ] জমিদার সাহেব
[গ] হাশেমের বাপ
[ঘ] হাতেম তাই
১২৮. বহিপীরের মতে কোনটি না ঘটলে গভীর দুঃখগ্রস্ত দুটি লোক পরস্পরের কাছে নিতান্তই অপরিচিত থেকে যায়? [উত্তর: খ]
[ক] দুঃখের কারণ এক হলে
[খ] দুঃখের কারণ এক না হলে
[গ] দুঃখ তখনো শেষ না হলে
[ঘ] দুঃখকে অভিশাপ মনে করলে
১২৯. লোকেরা বহিপীর সম্বন্ধে কী বলে? [উত্তর: ক]
[ক] তাঁর মাঝে রুহানি শক্তি আছে
[খ] তাঁর টাকা-পয়সার অভাব নেই
[গ] তাঁর সুখের কথা বোঝা শক্ত
[ঘ] তাঁর কাছে জান্নাতের চাবি আছে
১৩০. কে মানুষের মনের কথা বুঝতে পারে? [উত্তর: ক]
[ক] বহিপীর
[খ] তাহেরা
[গ] খোদেজা
[ঘ] হাতেম আলি
১৩১. বহিপীরের মতে, তাহেরা কোথাও কিসের আভাস পেলে তার মনটা কৃতজ্ঞতায় ভরে যাবে? [উত্তর: খ]
[ক] অর্থ-সম্পদের
[খ] স্নেহ-মমতার
[গ] নতুন আত্মীয়তার
[ঘ] শিক্ষা-দীক্ষার
১৩২. বহিপীরের মতে, সমস্ত ত্যাগ করলে মানুষ কিসে পরিণত হয়? [উত্তর: গ]
[ক] প্রকৃত মানুষে
[খ] যন্ত্রে
[গ] অমানুষে
[ঘ] পীর-দরবেশে
১৩৩. শহরে তাঁর কয়জন ধনী মুরিদ আছেন বলে বহিপীর উল্লেখ করেছেন? [উত্তর: খ]
[ক] দুইজন
[খ] তিনজন
[গ] চারজন
[ঘ] পাঁচজন
১৩৪. বহিপীর কোন শর্তে হাতেম আলিকে টাকা কর্জ দেবেন? [উত্তর: গ]
[ক] পরিশোধ না করার শর্তে
[খ] সুদসহ ফেরত দেওয়ার শর্তে
[গ] তাহেরাকে ফিরে পাওয়ার শর্তে
[ঘ] তাঁর মুরিদ হওয়ার শর্তে
১৩৫. পিঠ টিপে দেওয়ার জন্য বহিপীর কাকে হুকুম দেয়? [উত্তর: ক]
[ক] হকিকুল্লাহকে
[খ] তাহরোকে
[গ] হাশেমকে
[ঘ] হাতেম আলিকে
১৩৬. হাশেমের মতে, পীরের কিস্তিমাৎ করা চাল কোনটি? [উত্তর: ক]
[ক] জমিদারকে কর্জ দেওয়ার সিদ্ধান্ত
[খ] পুলিশ ডাকার হুমকি
[গ] জমিদারের বজরায় আশ্রয় নেওয়া
[ঘ] বিনাশর্তে কর্জ দেওয়ার সিদ্ধান্ত
১৩৭. বহিপীরের কর্জ দেওয়ার শর্তের কথা শুনে তাহেরা কী সিদ্ধান্ত নেয়? [উত্তর: খ]
[ক] পালিয়ে যাবে
[খ] ফিরে যাবে
[গ] আত্মহত্যা করবে
[ঘ] বহিপীরকে খুন করবে
১৩৮. বহিপীরের শর্ত মানতে গিয়ে হাতেম আলির নিজেকে কিসের মতো লাগে? [উত্তর: গ]
[ক] চোরের মতো
[খ] ডাকাতের মতো
[গ] কসাইয়ের মতো
[ঘ] পুলিশের মতো
১৩৯. টাকার বিনিময়ে তাহেরাকে বহিপীরের হাতে তুলে দিতে হাতেম আলি রাজি হন না কেন? [উত্তর: গ]
[ক] টাকার প্রয়োজন ফুরিয়েছে বলে
[খ] অন্যত্র টাকার ব্যবস্থা হয়েছে বলে
[গ] মানবিকতাবোধ জেগেছে বলে
[ঘ] বহিপীর মন্দলোক বলে
১৪০. ‘নিজেকে যেন কসাইর মতো মনে হচ্ছে’- হাতেম আলির উক্তিটিতে কোন ভাব প্রকাশিত হয়েছে? [উত্তর: খ]
[ক] বিরক্তি
[খ] মানবিকতাবোধ
[গ] বিস্ময়
[ঘ] ভাবালুতা
১৪১. তাহেরার জন্য কিছু করতে না পারার জন্য হাতেম কোনটিকে অর্থহীন বলেছে? [উত্তর: খ]
[ক] জমিদারি টিকিয়ে রাখাকে
[খ] চক্ষুলজ্জার অনুভবকে
[গ] বেঁচে থাকাকে
[ঘ] শারীরিক সুস্থতাকে
১৪২. জমিদারকে বিনা শর্তে টাকা কর্জ দেওয়ার বিষয়টিকে বহিপীর কী বলেছেন? [উত্তর: গ]
[ক] পীরি বদান্যতা
[খ] দয়াহীন দান
[গ] বিশেষ অনুরোধ
[ঘ] অনিচ্ছাকৃত ভুল
১৪৩. কার সম্পর্কে বহিপীর নেহাতেই ভুল ভেবেছেন? [উত্তর: গ]
[ক] খোদেজা
[খ] তাহেরা
[গ] হাতেম আলি
[ঘ] হাশেম আলি
১৪৪. হাতেম আলি সম্পর্কে বহিপীর কী ভেবেছিলেন? [উত্তর: ক]
[ক] টাকার লোভে তাঁর কথা শুনবে
[খ] টাকা নিতে অস্বীকৃতি জানাবে
[গ] জমিদারি বাঁচাতে লড়াই করবে
[ঘ] টাকা ছাড়াই তাহেরাকে ফিরিয়ে দেবে
১৪৫. বিনা শর্তে টাকা গ্রহণের অনুরোধে সাড়া দিয়ে বহিপীর তাঁর কিসের সম্মান দিতে বলেছেন? [উত্তর: খ]
[ক] টাকার
[খ] জোব্বার
[গ] ক্ষমতার
[ঘ] লাঠির
১৪৬. ইহা পরাজিত শত্রুর শেষ দাবি- ‘বহিপীর’ নাটকে কিসের কথা বলা হয়েছে? [উত্তর: গ]
[ক] তাহেরাকে ফিরে পাওয়ার কথা
[খ] জমিদারি ফিরে পাওয়ার কথা
[গ] বিনা শর্তে কর্জ নেওয়ার কথা
[ঘ] পুলিশে খবর না দেওয়ার কথা
১৪৭. বহিপীরের মতে সকলে মিলে তাঁকে কিসে পরিণত করেছে? [উত্তর: খ]
[ক] মানুষে
[খ] অমানুষে
[গ] দেবতায়
[ঘ] কাপুরুষে
১৪৮. বহিপীরের মতে কোন দাবি কবুল করতেই হয়? [উত্তর: গ]
[ক] শত্রুর প্রথম দাবি
[খ] স্বামীর কাছে স্ত্রীর দাবি
[গ] পরাজিত শত্রুর শেষ দাবি
[ঘ] বন্ধুর কাছে বন্ধুর দাবি
১৪৯. “পীরের ঐ এক সুবিধা”- বহিপীর কিসের কথা বলেছেন? [উত্তর: খ]
[ক] টাকার অভাব হয় না
[খ] বদদোয়া গায়ে লাগে না
[গ] বৃদ্ধ বয়সেও বিয়ে করা যায়
[ঘ] বইয়ের ভাষায় কথা বলা যায়
১৫০. তাহেরাকে ফিরে পাওয়ার জন্য বহিপীরর সর্বপ্রথম কোন কৌশল গ্রহণ করেন? [উত্তর: গ]
[ক] পুলিশে খবর দেন
[খ] তাহেরার চাচাতো ভাইকে আনান
[গ] ধর্মীয় বিয়ের দোহাই দেন
[ঘ] জমিদারের অসহায়ত্বের সুযোগ নেন
১৫১. তাহেরা বহিপীরের সাথে ফিরে যেতে রাজি হলো কেন? [উত্তর: খ]
[ক] পীরের বদদোয়ার ভয়ে
[খ] জমিদারের অসহায়ত্বের কথা ভেবে
[গ] পীরের স্ত্রী হওয়ায়
[ঘ] পুলিশের ভয়ে
১৫২. ‘বহিপীর’ নাটকে বিশ শতকের নারী জাগরণের প্রতীক কে? [উত্তর: খ]
[ক] খোদেজা
[খ] তাহেরা
[গ] তাহেরার সৎমা
[ঘ] বহিপীরের প্রথম স্ত্রী
১৫৩. ‘বহিপীর’ নাটকে নেতিবাচক চরিত্র কোনটি? [উত্তর: খ]
[ক] খোদেজা
[খ] বহিপীর
[গ] হাশেম আলি
[ঘ] হাতেম আলি
১৫৪. ‘বহিপীর’ নাটকে বর্ণিত হাশেম আলি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে? [উত্তর: গ]
[ক] এসএসসি
[খ] এইচএসসি
[গ] বিএ
[ঘ] এমএ
১৫৫. ‘বহিপীর’ নাটকে যুক্তিবাদী ও আধুনিক ধ্যান-ধারণাসম্পন্ন চরিত্র কোনটি? [উত্তর: ক]
[ক] হাশেম আলি
[খ] হাতেম আলি
[গ] বহিপীর
[ঘ] খোদেজা
১৫৬. ‘বহিপীর’ নাটকে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়েছে কে? [উত্তর: ঘ]
[ক] বহিপীর
[খ] হাতেম আলি
[গ] খোদেজা
[ঘ] হাশেম আলি
১৫৭. হাতেম আলির জমিদারি নিলামে উঠেছে কেন? [উত্তর: খ]
[ক] বহিপীরের কূটচালের কারণে
[খ] খাজনা বাকি পড়ায়
[গ] জমিদারির সময়সীমা পার হওয়ায়
[ঘ] প্রজাদের অত্যাচার করায়
১৫৮. ‘বহিপীর’ নাটকে ব্যক্তিত্বহীন চরিত্র হিসেবে কাকে মনে করা যায়? [উত্তর: খ]
[ক] বহিপীর
[খ] হকিকুল্লাহ
[গ] খোদেজা
[ঘ] হাশেম আলি
১৫৯. বাদলের মা খুবই ধর্মপ্রাণ নারী। বাড়ির কারও অসুখ-বিসুখ হলে পীর-ফকিরের দ্বারস্থ হয়। বাদলের মায়ের সাথে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ? [উত্তর: গ]
[ক] হাশেম
[খ] তাহেরা
[গ] খোদেজা
[ঘ] বহিপীর
১৬০. খোদেজা ডেমরা ঘাট থেকে তাহেরাকে তুলে নেয় কেন? [উত্তর: গ]
[ক] বহিপীরের কাছে ফেরত দিতে
[খ] ছেলের বউ বানাতে
[গ] মাতৃসুলভ মমতা অনুভব করায়
[ঘ] কাজের লোক প্রয়োজন ছিল বলে
১৬১. কী ঘটলে সওয়াব পাবেন বলে মনে করেছেন খোদেজা? [উত্তর: গ]
[ক] হাশেম-তাহেরার বিয়ে হলে
[খ] ভণ্ডপীরকে তাড়াতে পারলে
[গ] বহিপীর ও তাহেরার মিলন হলে
[ঘ] তাহেরাকে লুকিয়ে রাখলে
১৬২. মালেকের বাবা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য এক মাজারে নিয়মিত টাকা দেন। ‘বহিপীর’ নাটকে উল্লিখিত কোন বিষয়টি তাঁর মাঝে প্রতিফলিত? [উত্তর: খ]
[ক] পীরভক্তি
[খ] অন্ধবিশ্বাস
[গ] অমানবিকতা
[ঘ] ধর্মভীরুতা
0 Comments:
Post a Comment