SSC কৃষি শিক্ষা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায়-০৬

৯ম-১০ম শ্রেণির কৃষিশিক্ষা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
কৃষি শিক্ষা
ষষ্ঠ অধ্যায়

Class 9-10 Agriculture Studies Guide and SSC Exam Preparation
Agriculture Studies Chapter-06
Agriculture Studies
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি?
[ক] বালাইনাশক ব্যবহার
[খ] রাসায়নিক সার ব্যবহার
✅ শস্য পর্যায় অবলম্বন
[ঘ] গুদামজাত করণের রাসায়নিক দ্রব্য ব্যবহার

২. কৃষি পণ্যের মানোন্নয়নে প্রয়োজন-
i. ফসলের মান অনুযায়ী সজ্জিতকরণ
ii. যথাযথভাবে উৎপাদিত ফসল সংরক্ষণ
iii. সঠিকভাবে ফসলের পরিচর্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সিদলাই গ্রামের কৃষকগণ দীর্ঘদিন ধরে পানি সেচের অভাবে কাঙক্ষিত ফসল উৎপাদন করতে পারছিলেন না। তাদের এ সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তা আলম সাহেবের সহযোগিতায় গড়ে তোলেন নবজাগরণ কৃষি সমবায় সমিতি। লাগসই ও পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সিদলাই গ্রামের কৃষকগণ আজ ঐ এলাকার আদর্শস্বরূপ।

৩. ঐ সমিতির মাধ্যমে এলাকার কৃষকগণ লাভ করেন-
i. উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের সুবিধা
ii. উচ্চ মুনাফা অর্জনের নিশ্চয়তা
iii. রাসায়নিক সার ব্যবহারের সুফলতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. ঐ গ্রামের কৃষকগণ উক্ত সমস্যা সমাধানের জন্য পরিবেশ বান্ধব কোন পদ্ধতিটি গ্রহণ করেন?
[ক] অগভীর নলকূপ খনন
[খ] গভীর নলকূপ খনন
✅ ভূ-উপরিস্থ জলাধার নির্মাণ
[ঘ] পাম্পের মাধ্যমে সেচের ব্যবস্থা

প্রথম পরিচ্ছেদ : কৃষি সমবায়ের ধারণা ও গুরুত্ব । পৃষ্ঠা-১৯৭]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫. সমবায় সংগঠনকে কারা সহযোগিতা করে? (জ্ঞান)
[ক] সাধারণ মানুষ
[খ] ব্যবসা প্রতিষ্ঠান
✅ রাষ্ট্র
[ঘ] নগর ভবন

৬. মূলধন সংগ্রহ করা কাদের কাজ? (জ্ঞান)
[ক] ব্যাংকের
✅ সমবায়ের
[গ] বিমা প্রতিষ্ঠানের
[ঘ] সরকারের

৭. কৃষি সমবায়গুলো সাধারণত কোথায় হয়? (জ্ঞান)
✅ এলাকায়
[খ] শহরে
[গ] জেলায়
[ঘ] বিভাগে

৮. সঞ্চয় সমবায়ের মূল কাজ কোনটি? (জ্ঞান)
✅ মূলধন সংগ্রহ
[খ] কৃষিকাজ পরিচালনা
[গ] দাম নির্ধারণ
[ঘ] অনুদান দেওয়া

৯. কৃষি উপকরণ সমবায়ের মূল উদ্দেশ্য কোনটি? (জ্ঞান)
✅ বীজ, সার সংগ্রহ
[খ] মূলধন সংগ্রহ
[গ] সাহায্য করা
[ঘ] পণ্যমূল্য নির্ধারণ

১০. কৃষিপণ্য বাজারজাতকরণ সমবায়ের কাজ কোনটি? (জ্ঞান)
[ক] মূলধন সংগ্রহ
[খ] গুদামজাতকরণ
✅ পণ্যমূল্য নির্ধারণ
[ঘ] উৎপাদন

১১. আধুনিক কৃষি ব্যয়বহুল হয়ে পড়েছে কেন? (জ্ঞান)
[ক] সারের দাম বেড়ে যাওয়ায়
✅ বিজ্ঞান ও প্রযুক্তিযুক্ত হওয়ায়
[গ] চাষের জমি না পাওয়ায়
[ঘ] পরিবেশের বিরূপ প্রভাবে

১২. কিসের কারণে ফসলের দাম কমে যায়? (জ্ঞান)
[ক] অনাবৃষ্টি
✅ বাম্পার ফলন
[গ] ঘূর্ণিঝড়
[ঘ] প্রযুক্তি

১৩. ফসল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে কী করা সম্ভব? (জ্ঞান)
✅ আর্থিক ক্ষতি এড়ানো
[খ] অধিক ফলন
[গ] সংগঠন গড়ে তোলা
[ঘ] পোকামাকড় নিধন

১৪. জমি ও পুঁজির আনুপাতিক হারে মুনাফার শরিকানা লাভ করা কিসের ভিত্তি? (জ্ঞান)
[ক] সমাজের
[খ] বিদ্যালয়ের
[গ] ব্যবসায়ের
✅ সমবায়ের

১৫. সমবায়ের ভিত্তি কী? (অনুধাবন)
✅ জমি ও পুঁজির আনুপাতিক হারে মুনাফার শরিকানা লাভ
[খ] জমি ও পুঁজির ব্যস্তানুপাতিক হারে মুনাফার শরিকানা লাভ
[গ] জমি ও পুঁজির চক্রবৃদ্ধি হারে মুনাফার শরিকানা লাভ
[ঘ] জমি ও পুঁজির সমানুপাতিক হারে মুনাফার শরিকানা লাভ

১৬. কৃষি সমবায়গুলো কীভাবে হয়? (অনুধাবন)
[ক] শহরভিত্তিক
[খ] জেলাভিত্তিক
✅ এলাকাভিত্তিক
[ঘ] বিভাগভিত্তিক

১৭. কৃষিতে আর্থিক ক্ষতি কীভাবে কমানো যায়? (অনুধাবন)
[ক] বীজ, সার
[খ] ঔষধ, যন্ত্রপাতি
✅ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও বড় গুদাম
[ঘ] পাওয়ার টিলার, ট্রাক্টর, কৃষিকাজ

১৮. কৃষিপণ্য বিপণনে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
✅ গুদামজাত ও পরিবহন
[খ] সার ও কীটনাশক
[গ] পাওয়ার টিলার, ট্রাক্টর
[ঘ] পানি ও সেচ

১৯. উদ্দেশ্য অনুযায়ী কৃষকগণ কী সমবায় গড়ে তুলতে পারেন? (অনুধাবন)
[ক] রাষ্ট্রীয় সমবায়
✅ সঞ্চয় সমবায়
[গ] নগর সমবায়
[ঘ] মহাদেশীয় সমবায়

২০. আধুনিক কৃষিতে কী কী যুক্ত হয়েছে? (অনুধাবন)
[ক] জৈব ও প্রযুক্তি
✅বিজ্ঞান ও প্রযুক্তি
[গ] বীজ, সার
[ঘ] উদ্ভিদ, প্রাণী

২১. কৃষিতে যান্ত্রিক উপায় বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] পরিবহন ব্যবস্থা
[খ] বিপণন ব্যবস্থা
✅ ফসল সংগ্রহ ও পরিচর্যা
[ঘ] গুদামজাতকরণ

২২. ‘বাংলাদেশের ফসল উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় হাসিব সকল কৃষকের একই উদ্দেশ্যে এক জোট হয়ে কাজ করতে বলেন। এতে তিনি কী বুঝিয়েছেন? (প্রয়োগ)
[ক] সামাজিক অবকাঠামো
[খ] ব্যবস্থাপনা
✅ সমবায়
[ঘ] সংগঠন

২৩. এই মৌসুমে ধান উৎপাদনে ব্যাপক সফলতা পেলেও মাসুদের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। এটি এড়াতে তার কী করতে হবে? (প্রয়োগ)
[ক] পরিবহন
[খ] যন্ত্রপাতি
✅ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র
[ঘ] ওষুধ

২৪. এবারের ধান চাষে মামুনের খেতে তেমন সেচ ব্যবস্থা প্রয়োজন হয়নি। তিনি কোন ধানের চাষ করেছিলেন? (প্রয়োগ)
[ক] আউশ
[খ] আমন
✅ ক্ষরা সহনশীল জাত
[ঘ] বোরো

২৫. এবছর টমেটোর বাম্পার ফলন হয়েছে। তবুও রহিমকে মুনাফা অর্জন করতে হলে কী করতে হবে? (প্রয়োগ)
[ক] সার প্রয়োগ
[খ] পরিবহন
✅ প্রক্রিয়াজাতকরণ
[ঘ] নষ্ট করা

২৬. গ্রামের কৃষকরা একটি সমবায় গড়ে তুলেছেন। এর উদ্দেশ্য ছিল প্রয়োজনীয় মূলধন সংগ্রহ। এটি কোন ধরনের মূলধন সমবায়? (উচ্চতর দক্ষতা)
✅ কৃষি মূলধন সমবায়
[খ] কৃষি উপকরণ সমবায়
[গ] কৃষি উৎপাদন সমবায়
[ঘ] কৃষিপণ্য বাজারজাতকরণ সমবায়

২৭. সমবায় পদ্ধতি কেন ব্যবহার করা হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] জীব ও বৈচিত্র্য সংরক্ষণ
[খ] বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ
✅ কৃষিকাজে সর্বোচ্চ মুনাফা অর্জন
[ঘ] উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ

২৮. কৃষককে হঠাৎ বিপর্যয়ে সহনশীলতা জোগাতে পারে কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] কৃষি মালিকানা
✅ কৃষি সমবায়
[গ] নেতৃত্ব
[ঘ] বাম্পার ফলন

২৯. একই উদ্দেশ্যে একজোট হয়ে কোন কাজ করা হয়? (জ্ঞান)
[ক] নাটক
[খ] অভিনয়
✅ সমবায়
[ঘ] রাজতন্ত্র

৩০. সমবায় সংগঠনের উন্নয়নে কার সহযোগিতা নেয়া যেতে পারে? (অনুধাবন)
[ক] বিভাগীয় সমবায় অধিদপ্তরের
[খ] এলাকাভিত্তিক সমবায় অধিদপ্তরের
✅ রাষ্ট্রীয় সমবায় অধিদপ্তরের
[ঘ] আন্তর্জাতিক সমবায় অধিদপ্তরের

৩১. যন্ত্রপাতি ক্রয় কোন ধরনের কৃষি সমবায়ের অন্তর্ভুক্ত কাজ? (অনুধাবন)
[ক] সঞ্চয়
[খ] কৃষি মূলধন
✅ কৃষি উপকরণ
[ঘ] কৃষি উৎপাদন

৩২. কৃষি উৎপাদন কার্যক্রম পরিচালনা কোন ধরনের কৃষি সমবায়ের কাজ? (জ্ঞান)
[ক] কৃষি উপকরণ
✅ কৃষি উৎপাদন
[গ] সঞ্চয়
[ঘ] কৃষিপণ্য বাজারজাতকরণ

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৩. কৃষি সমবায় হলো- (অনুধাবন)
i. নিজস্ব পেশাগত সংগঠন
ii. রাষ্ট্র স্বীকৃত
iii. সমবায় আইন মেনে চলে না

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪. সমবায়ী কৃষকের মুনাফার শরিকানা লাভের ভিত্তি হলো- (উচ্চতর দক্ষতা)
i. জমির আনুপাতিক হার
ii. উৎপাদনের আনুপাতিক হার
iii. পুঁজির আনুপাতিক হার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫. কৃষিপণ্য বাজারজাতকরণ সমবায়ে অন্তর্ভুক্ত হলো- (উচ্চতর দক্ষতা)
i. পণ্য মূল্য নির্ধারণ
ii. ভর্তুকি গ্রহণ
iii. মূলধন সংগ্রহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬. আধুনিক কৃষিতে যুক্ত হয়েছে- (অনুধাবন)
i. বিজ্ঞান
ii. প্রযুক্তি
iii. বিজ্ঞান ও প্রযুক্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii

৩৭. ফসলের আর্থিক ক্ষতি এড়ানো যায়- (উচ্চতর দক্ষতা)
i. ফসল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থাকলে
ii. বড় গুদাম থাকলে
iii. বৃষ্টিপাত হলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৮. পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তিসমূহ হলো- (উচ্চতর দক্ষতা)
i. শস্য পর্যায় অবলম্বন
ii. সমন্বিত চাষাবাদ পদ্ধতি ব্যবহার
iii. যান্ত্রিক উপায়ে ফসল সংগ্রহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৯. উদ্দেশ্য অনুযায়ী কৃষকগণ সমবায় গড়ে তোলে- (অনুধাবন)
i. সঞ্চয় সমবায়
ii. রাষ্ট্রীয় সমবায়
iii. কৃষি উৎপাদন সমবায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০. কৃষিপণ্য বাজারজাতকরণ একটি সমবায়। কারণ এটি- (প্রয়োগ)
i. পণ্যদ্রব্য নির্ধারণ
ii. ভর্তুকি গ্রহণ
iii. মূলধন সংগ্রহ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১. কৃষি উপকরণ সমবায়ের বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
i. বীজ, সার সংগ্রহ ও ব্যবহার
ii. পরিবহন, গুদাম
iii. মূলধন সংগ্রহ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪২. সমবায়ের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. একই উদ্দেশ্য
ii. একজোট হয়ে কাজ করা
iii. বিভিন্ন মতবাদ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৩. সমবায় পদ্ধতি ব্যবহার করা যায়- (অনুধাবন)
i. কৃষিকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে
ii. কৃষি জমি ক্রয় করে মুনাফা বৃদ্ধি করতে
iii. কৃষি হতে সর্বোচ্চ মুনাফা অর্জনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৪. কৃষি ব্যয়বহুল হয়ে পড়েছে আধুনিক কৃষিতে- (অনুধাবন)
i. প্রযুক্তি যুক্ত হওয়ায়
ii. বিজ্ঞান যুক্ত হওয়ায়
iii. অতিরিক্ত শ্রমিক যুক্ত হওয়ায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
শফিকের গ্রামে আলুর বাম্পার ফলন হলেও কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কারণ দাম পড়ে যায়। উপযুক্ত প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও বড় গুদাম না থাকায় তারা আলু সংরক্ষণেও ব্যর্থ হয়।

৪৫. শফিকের গ্রামের কৃষকদের সমস্যা সমাধানের উপায়- (অনুধাবন)
✅ কৃষি সমবায়
[খ] সরকারি ব্যবস্থা
[গ] সংরক্ষণ
[ঘ] ভর্তুকি প্রদান

৪৬. কৃষকদের একাকী চাষের সমস্যাগুলো হলো- (উচ্চতর দক্ষতা)
i. কৃষি প্রযুক্তির ব্যবহার
ii. প্রক্রিয়াজাতকরণ
iii. পরিবেশ সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
নাজমুল সাহেবের কৃষিজমিতে এবার বাম্পার ফলন হওয়া সত্ত্বেও তিনি দুশ্চিন্তায় পড়েছেন। ফসল যথাযথভাবে সংরক্ষণ না করতে পারায় তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এজন্য তিনি রাষ্ট্রীয় সমবায় অধিদপ্তরে গেলেন এবং তারা তাকে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বললেন।

৪৭. সম উদ্দেশ্যে একজোট হয়ে কাজ করাকে কী বলে? (অনুধাবন)
[ক] সমাজতন্ত্র
✅ সমবায়
[গ] সংগঠন
[ঘ] ছাত্র সংগঠন

৪৮. নাজমুল সাহেব লাভবান হতে পারেন। যদি তিনি- (উচ্চতর দক্ষতা)
i. উৎপাদিত দ্রব্য নিরাপদে সংগ্রহ করেন
ii. উপযুক্ত সময়ে বিপণন করেন
iii. পণ্য গুদামজাত করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও :
বাঁকুড়া গ্রামের কৃষকগণ কৃষি কর্মকর্তার পরামর্শে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হন। এ জন্য তারা “বাঁকুড়া কৃষি সমবায় সমিতি” গড়ে তোলেন এবং প্রযুক্তি ব্যবহার শুরু করে।

৪৯. বাঁকুড়া গ্রামের কৃষকগণ উক্ত সমিতির মাধ্যমে কোনটির অর্জন নিশ্চিত করতে পারবে? (প্রয়োগ)
[ক] সকলের আস্থা
[খ] গ্রামের উন্নয়ন
[গ] উচ্চ মানুফা
✅ জমি ও পুঁজি

৫০. বাঁকুড়া গ্রামের কৃষকদের ব্যবহৃত প্রযুক্তি হলো- (উচ্চতর দক্ষতা)
i. নিবিড় চাষাবাদ পদ্ধতি
ii. সমন্বিত বালাই দমন পদ্ধতি
iii. শস পর্যায় অবলম্বন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

দ্বিতীয় পরিচ্ছেদ : কৃষি সমবায়ের মাধ্যমে কৃষি উপকরণ সংগ্রহ ও ব্যবহার [পৃষ্ঠা-১৯৮]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫১. সফলভাবে খামার পরিচালনায় ন্যূনতম জমির পরিমাণ কত? (জ্ঞান)
✅ ১ হেক্টর
[খ] ২ হেক্টর
[গ] ৩ হেক্টর
[ঘ] ৪ হেক্টর

৫২. কিসের মাধ্যমে অনেক জমি সার একই ব্যবস্থাপনায় আনা সম্ভব? (জ্ঞান)
✅ সমবায়
[খ] গ্রাম্য সালিশ
[গ] সুপারিশ
[ঘ] যুগ্ম সংগঠন

৫৩. কীভাবে উঁচু জমি সমবায়ের অন্তর্ভুক্ত করা যায়? (জ্ঞান)
[ক] কৃষকের জমি চাষ করে
✅ প্রয়োজনমতো পানি সেচের মাধ্যমে
[গ] আর্থিক সহায়তা দান করে
[ঘ] মাটি ভরাট করে

৫৪. নিচের কোনটি ছাড়া কৃষিকাজ চালানো সম্ভব নয়? (জ্ঞান)
✅ পানি
[খ] গ্যাস
[গ] সার
[ঘ] অক্সিজেন

৫৫. কয়েক দশক আগে বাংলাদেশে কৃষিকাজের জন্য কিসের সুপারিশ করা হতো? (জ্ঞান)
[ক] অর্থ যোগান দেয়া
✅ গভীর নলকূপ স্থাপন
[গ] মূলধন যোগান
[ঘ] প্রক্রিয়াজাতকরণ

৫৬. নিচের কোনটি পরিবেশবান্ধব নয়? (জ্ঞান)
[ক] জমিতে সার দেওয়া
[খ] জমি চাষ করা
✅ গভীর নলকূপ স্থাপন
[ঘ] পানি সেচ দেওয়া

৫৭. নিরাপদ পানি সঞ্চিত থাকে কোথায়? (জ্ঞান)
[ক] সমুদ্রে
[খ] নদীতে
[গ] ডোবাতে
✅ জলাধারে

৫৮. কিসের মাধ্যমে সেচের পানি ব্যবহার করা যায়? (জ্ঞান)
[ক] কৃষকদের
✅ পাম্পের
[গ] ট্রাক্টরের
[ঘ] খাল খননের

৫৯. নিচের কোনটি কৃষিজ যন্ত্রপাতির উদাহরণ? (জ্ঞান)
✅ ট্রাক্টর
[খ] জাল
[গ] মাদারবোর্ড
[ঘ] সাইকেল

৬০. মূলত কিসের জন্য কৃষি যান্ত্রিকীকরণ প্রয়োজন? (জ্ঞান)
[ক] আর্থিক সচ্ছলতা
✅ আধুনিকায়ন
[গ] মূলধন সংগ্রহ
[ঘ] সমবায়ের জন্য

৬১. নিচের কোনটি ব্যক্তি মালিকানায় সম্ভব নয়? (জ্ঞান)
[ক] পানি সেচ দেওয়া
[খ] ভর্তুকি নির্ধারণ করা
✅ যন্ত্রপাতি ক্রয় করা
[ঘ] কৃষি উন্নয়ন করা

৬২. কৃষকদের বীজ, সার, ওষুধ সরবরাহ করে কারা? (জ্ঞান)
✅ কৃষি সেবা সংস্থা
[খ] অর্থ মন্ত্রণালয়
[গ] ছাত্র সংগঠন
[ঘ] বিদেশি সংবাদ

৬৩. ঋণ গ্রহণ সহজ হয় সাধারণত কার জন্য? (জ্ঞান)
[ক] কৃষকদের
✅ রেজিস্ট্রিকৃত সমবায়ের
[গ] গ্রামের মহিলাদের
[ঘ] দুস্থ জনগণের

৬৪. সমবায়ের ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে সক্ষম কে? (জ্ঞান)
✅ সমবায় প্রতিষ্ঠান
[খ] কৃষকগণ
[গ] ছাত্র সংস্থা
[ঘ] সমাজ প্রতিষ্ঠান

৬৫. সমবায়ীগণ সম্মত হলে কিছু জমিকে জলাধারে পরিণত করে কোন পানি ধরে রাখা যায়? (অনুধাবন)
[ক] নদীর পানি
[খ] পুকুরের পানি
✅ বর্ষার পানি
[ঘ] নলকূপের পানি

৬৬. সবচাইতে নিরাপদ পানি হলো কোনটি? (অনুধাবন)
[ক] পুকুরের পানি
[খ] নদীর পানি
[গ] নলকূপের পানি
✅ বৃষ্টির পানি

৬৭. যথাসময়ে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে সক্ষম কারা? (অনুধাবন)
✅ সমবায় প্রতিষ্ঠান
[খ] ছাত্র সংস্থা
[গ] রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
[ঘ] কৃষকগণ

৬৮. সরকারের কৃষি সেবা সংস্থাগুলো কী কী সরবরাহ করে? (অনুধাবন)
[ক] পানি, সেচ
[খ] কৃষি জমি
✅ বীজ, সার, ওষুধ
[ঘ] পাওয়ার টিলার, ট্রাক্টর

৬৯. কৃষির জন্য কোনটি সহায়ক? (অনুধাবন)
✅ কৃষিঋণ প্রাপ্তি
[খ] ভর্তুকি গ্রহণ
[গ] দাম নির্ধারণ
[ঘ] হিসাব রক্ষা করা

৭০. পাওয়ার টিলার, ট্রাক্টর কোথায় ব্যবহার করা হয়? (অনুধাবন)
[ক] নদী ভাঙন
[খ] ভবন নির্মাণ
✅ কৃষি কাজে
[ঘ] ভবন ভাঙতে

৭১. জলাধারের সঞ্চিত পানি সবচেয়ে বেশি নিরাপদ, এর কারণ কী? (প্রয়োগ)
✅ সারা বছর ব্যবহার করা যায়
[খ] অল্প পরিমাণে পাওয়া যায়
[গ] সময় সময় পাওয়া যায়
[ঘ] কদাচিৎ ব্যবহার করা যায়

৭২. জলাধারের পানি লাভজনক কেন? (প্রয়োগ)
[ক] সারাবছর ব্যবহার করা যায়
[খ] কৃষিকাজে ব্যবহার করা যায়
✅ অন্যান্য আনুসঙ্গিক কাজে লাগে
[ঘ] সবচেয়ে নিরাপদ

৭৩. দরিদ্র কৃষকরা কৃষিকাজের আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে পারে না কেন? (প্রয়োগ)
✅ প্রয়োজনীয় অর্থ না থাকায়
[খ] সহজে পাওয়া যায় না
[গ] দক্ষতার অভাব
[ঘ] নষ্ট হয়ে যায়

৭৪. কৃষির উৎপাদন বৃদ্ধিসংক্রান্ত এক কর্মশালায় কালাম সাহেব কৃষি যান্ত্রিকীকরণের কথা বলেন। তিনি এটি দ্বারা কী বুঝিয়েছেন? (প্রয়োগ)
[ক] সেচ ব্যবস্থা
[খ] বীজ, সার ব্যবহার
[গ] ঋণ গ্রহণ
✅ পাওয়ার টিলার, ট্রাক্টর ব্যবহার

৭৫. গ্রীষ্ম মৌসুমে ফসল ফলানোর জন্য নিচের কোনটি প্রয়োগ করতে হবে? (প্রয়োগ)
[ক] সার
[খ] তাপ
[গ] কীটনাশক
✅ পানি সেচ

৭৬. কৃষিকাজে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] মাছ পানি ছাড়া বাঁচতে পারে না
✅ পানি ছাড়া কৃষিকাজ অসম্ভব
[গ] প্রচুর পাওয়া যায় বলে
[ঘ] জীববৈচিত্র্য সংরক্ষণ

৭৭. ঋণদাতা প্রতিষ্ঠান রেজিস্ট্রিকৃত কৃষি সমবায়কে ঋণ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] গ্রহীতার নিবন্ধনকৃত পরিচয় রয়েছে
✅ ঋণ পরিশোধ করতে পারে
[গ] ঋণ পরিশোধ নাও করতে পারে
[ঘ] গ্রহীতার জন্মনিবন্ধনকৃত পরিচয় রয়েছে

৭৮. কৃষি উৎপাদনশীলতা বিশ্বমানে উন্নীত করতে প্রয়োজন কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] সার
[খ] কীটনাশক
✅ কৃষি যন্ত্রপাতি
[ঘ] জলাধর

৭৯. বাৎসরিক প্রয়োজন আগে থেকেই নির্ধারণ করতে পারে কে? (জ্ঞান)
[ক] সরকার
[খ] সমাজ
✅ সমবায়
[ঘ] কৃষকগণ

৮০. কিসের মাধ্যমে অনেক জমি সার একই ব্যবস্থাপনায় আনা সম্ভব? (জ্ঞান)
✅ সমবায়
[খ] সমাজতন্ত্র
[গ] সুপারিশ
[ঘ] যুগ্ম সংগঠন

৮১. কীভাবে নিচু জমি সমবায়ের অন্তর্ভুক্ত করা যায়? (অনুধাবন)
[ক] কৃষকের জমি চাষ করে
✅ প্রয়োজনমতে পানি সেচের মাধ্যমে
[গ] আর্থিক সহায়তা দান করে
[ঘ] মাটি ভরাট করে

৮২. মূলত কিসের জন্য কৃষি যান্ত্রিকীকরণ প্রয়োজন? (অনুধাবন)
[ক] আর্থিক সচ্ছলতা
✅ আধুনিকায়ন
[গ] মূলধন সংগ্রহ
[ঘ] সমবায়ের জন্য

৮৩. নিচের কোনটি ব্যক্তি মালিকানায় সম্ভব নয়? (অনুধাবন)
[ক] পানিসেচ দেওয়া
[খ] ভর্তুকি নির্ধারণ করা
✅ যন্ত্রপাতি ক্রয় করা
[ঘ] কৃষি উন্নয়ন করা

৮৪. কৃষকদের বীজ, সার, ওষুধ সরবরাহ করে কারা? (অনুধাবন)
✅ কৃষি সেবা সংস্থা
[খ] অর্থ মন্ত্রণালয়
[গ] ছাত্র সংগঠন
[ঘ] বিদেশি সংস্থা

৮৫. সেবাদানকারী সংস্থাগুলো কার থেকে তথ্য পেয়ে থাকেন? (অনুধাবন)
✅ সমবায়
[খ] কৃষকগণ
[গ] গ্রামবাসী
[ঘ] সরকার

৮৬. আমাদের দেশের অধিকাংশ কৃষকের অবস্থা কেমন? (অনুধাবন)
✅ ক্ষুদ্রতর কৃষি জমির মালিক
[খ] অধিক জমির মালিক
[গ] সচ্ছল ও সম্ভ্রান্ত
[ঘ] উচ্চবিত্ত

৮৭. নিচের কোনটি কৃষিজ যন্ত্রপাতির উদাহরণ? (অনুধাবন)
✅ ট্রাক্টর
[খ] জাল
[গ] মাদারবোর্ড
[ঘ] সাইকেল

৮৮. পাওয়ার টিলার, ট্রাক্টর কোথায় ব্যবহার করা হয়? (অনুধাবন)
[ক] নদী ভাঙনে
[খ] ভবন নির্মাণে
✅ কৃষি কাজে
[ঘ] ভবন ভাঙতে

৮৯. রেজিস্ট্রিকৃত কৃষি সমবায় হলে ঋণদাতা প্রতিষ্ঠান ঋণ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করার কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ গ্রহীতার নিবন্ধনকৃত পরিচয় রয়েছে
[খ] ঋণ পরিশোধ করতে পারে
[গ] ঋণ পরিশোধ নাও করতে পারে
[ঘ] গ্রহীতার জন্মনিবন্ধনকৃত পরিচয় রয়েছে

৯০. বৃষ্টির পানি সবচেয়ে নিরাপদ হওয়ার কারণ কী? (প্রয়োগ)
✅ সারা বছর ব্যবহার করা যায়
[খ] অল্প পরিমাণে পাওয়া যায়
[গ] যেকোনো সময় পাওয়া যায়
[ঘ] কদাচিৎ ব্যবহার করা যায়

৯১. দরিদ্র কৃষকরা কৃষিকাজের আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে না পারার কারণ কী? (প্রয়োগ)
✅ প্রয়োজনীয় অর্থ না থাকায়
[খ] সহজে পাওয়া যায় না
[গ] দক্ষতার অভাব
[ঘ] নষ্ট হয়ে যায়

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯২. জমি ব্যবহার পরিকল্পনার অন্তর্ভুক্ত- (প্রয়োগ)
i. পানি
ii. কৃষি যন্ত্রপাতি
iii. কৃষি ঋণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. সমবায়ের ভিত্তিতে উৎপাদন করা যায়- (অনুধাবন)
i. বীজ
ii. সার
iii. পাওয়ার টিলার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] র ও ii ও iii

৯৪. কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যবহৃত যন্ত্র উপকরণ- (প্রয়োগ)
i. পাওয়ার টিলার
ii. ট্রাক্টর
iii. পানি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] র ও ii ও iii

৯৫. এবছর আলুর ফলন ভালো হয়েছে। এটি মূলত- (অনুধাবন)
i. কৃষি যান্ত্রিকীকরণ
ii. বীজ, সার ব্যবহার
iii. পানি সেচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. কৃষির উপকরণ হলো- (জ্ঞান)
i. পানি
ii. কৃষিজমি
iii. কৃষি যন্ত্রপাতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৭. রেজিস্ট্রিকৃত কৃষি সমবায়কে ঋণদাতা প্রতিষ্ঠান ঋণ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে। কারণ- (প্রয়োগ)
i. গ্রহীতার নিবন্ধনকৃত পরিচয় আছে
ii. অর্থের সুষ্ঠু ব্যবহারের নিশ্চয়তা আছে
iii. মুনাফার সম্ভাবনা আছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৮. জলাধারে সঞ্চিত পানি- (প্রয়োগ)
i. কৃষিকাজে ব্যবহার
ii. সারাবছর ব্যবহার
iii. সবচেয়ে নিরাপদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. সরকারের কৃষি সেবা সংস্থা সরবরাহ করে- (অনুধাবন)
i. বীজ
ii. সার
iii. ওষুধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০. পানি দরকার- (প্রয়োগ)
i. কৃষিকাজে
ii. সেচকাজে
iii. রান্নাবান্নায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০১. বর্তমানে প্রযুক্তি ব্যবহার করা হয়- (অনুধাবন)
i. ফসল উৎপাদনে
ii. পশু-পাখি পালনে
iii. মৎস্য পালনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০২. সমবায়ের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি তুলনামূলকভাবে- (অনুধাবন)
i. ক্রয় করা সহজ
ii. ব্যবহার সহজ
iii. রক্ষণাবেক্ষণ করা সহজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৩. পণ্যের মানোন্নয়ন ও সংরক্ষণের অন্তর্গত পদক্ষেপ হলো- (অনুধাবন)
i. বাছাই-ছাঁটাই শ্রেণি বিভাজন
ii. প্যাকেটজাতকরণ
iii. বিপণন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৪. পানির বৈশিষ্ট্য- (প্রয়োগ)
i. কৃষিকাজে ব্যবহার
ii. সারা বছর ব্যবহার
iii. বৃষ্টির পানি সবচয়ে নিরাপদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও :
বহররপুর গ্রামবাসী সমবায়ের ভিত্তিতে একটি জলাধার স্থাপন করল।

১০৫. উক্ত পানির ক্ষেত্রে কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] এ পানি শুদ্ধ নয়
✅ কৃষিতে এ পানি ব্যবহার সর্বোত্তম
[গ] এ পানি ব্যবহার নিরাপদ নয়
[ঘ] এ পানি মাঝে মাঝে ব্যবহার করা যায়

১০৬. উক্ত জলাধারের পানির ব্যবহারে- (প্রয়োগ)
i. খরচ কম লাগবে
ii. সেচে ব্যবহার করা যাবে
iii. তেমন লাভজনক নয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষি শিক্ষা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৬

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৭ ও ১০৮ নং প্রশ্নের উত্তর দাও :
কালাম সাহেব স্বল্প কৃষিজমির মালিক। প্রতি বছরই তাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এজন্য তিনি এবং তার আশপাশের কৃষকগণ মিলে কৃষি উন্নয়নের একটি সমবায় সংগঠন গড়ে তোলেন। উক্ত সংগঠনের মাধ্যমে বিভিন্ন কৃষি উপকরণ সংগ্রহ ও ব্যবহারের মাধ্যমে আজ তারা অধিকতর স্বাবলম্বী।

১০৭. কালাম সাহেব যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তার নাম কী? (অনুধাবন)
[ক] কৃষক সংগঠন
[খ] সমিতি
✅ কৃষি সমবায়
[ঘ] ছাত্র সংগঠন

১০৮. কালাম সাহেবসহ কৃষকগণ সরকারের কোন সংস্থা থেকে বীজ, সার কীটনাশক সরবরাহ করে? (প্রয়োগ)
[ক] চিকিৎসা সেবা সংস্থা
[খ] খাদ্য সেবা সংস্থা
✅ কৃষি সেবা সংস্থা
[ঘ] ঋণ দাতা সংস্থা

তৃতীয় পরিচ্ছেদ: কৃষি সমবায়ের ভিত্তিতে কৃষি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন [পৃষ্ঠা-১৯৯]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৯. কৃষিপণ্য উৎপাদনের মূল উদ্দেশ্য কী? (জ্ঞান)
[ক] সংরক্ষণ
[খ] বিপণন
[গ] বাজারজাতকরণ
✅ মুনাফা অর্জন

১১০. নিচের কোনটির উপর লক্ষ রেখে কৃষি উৎপাদন জরুরি? (জ্ঞান)
[ক] জমিতে সেচ দিয়ে
[খ] কৃষকদের মূলধন জোগান দিয়ে
✅ পণ্য উৎপাদন পরিবেশবান্ধব হবে
[ঘ] আর্থিক ঋণ দিয়ে

১১১. উৎপাদিত দ্রব্য সংগ্রহের পর সাধারণত কী করতে হয়? (জ্ঞান)
[ক] ফেলে দিতে হয়
[খ] খেয়ে ফেলতে হবে
✅ সংরক্ষণ করতে হবে
[ঘ] বিক্রি করতে হবে

১১২. সংরক্ষণের পরের কাজ কোনটি? (জ্ঞান)
[ক] দাম নির্ধারণ
[খ] ভর্তুকি গ্রহণ
[গ] মান উন্নয়ন
✅ প্যাকেটজাতকরণ

১১৩. শস্য বিপণনের জন্য সাধারণত পণ্য কী করতে হয়? (জ্ঞান)
✅ গুদামজাতকরণ
[খ] ভর্তুকি গ্রহণ
[গ] রেজিস্ট্রিকরণ
[ঘ] বিনামূল্যে বিতরণ

১১৪. কিসের অভাব হলে পোনা মারা যেতে পারে? (জ্ঞান)
[ক] হাইড্রোজেন
[খ] ফুলকা
✅ অক্সিজেন
[ঘ] কৃত্রিম প্রজনন

১১৫. বিপণনের সুবিধার জন্য কৃষি সমবায়ের সঙ্গে কাদের চুক্তি থাকা ভালো? (জ্ঞান)
[ক] সরকারের
[খ] পণ্য পরিবহন সংস্থা
✅ বিপণন সংস্থা
[ঘ] কৃষকদের

১১৬. কোন কোন পণ্য গুদামজাত করতে শুকানো প্রয়োজন? (অনুধাবন)
[ক] দুধ, ডিম
[খ] মাছ, মাছের পোনা
[গ] সবজি, ফলমূল
✅ গম, ভুট্টা

১১৭. সবজি, ফলমূল পরিবহনে কোনটি উপযুক্ত? (অনুধাবন)
[ক] চাটাই, চটের বস্তা
[খ] পানি, বড় পাত্র
✅ বাঁশের বিশেষ টুকরি, হার্ডবোর্ড
[ঘ] খাঁচা, প্যাকিং

১১৮. পোনা কিসের অভাবে মারা যায়? (অনুধাবন)
[ক] CO₂N₂
✅ H₂O,O₂
[গ] CO,O₂
[ঘ] H₂O,CO₂

১১৯. কিসের ভিত্তিতে বিপণনের জন্য কৃষিজ পণ্য উৎপাদন করা হচ্ছে? (অনুধাবন)
[ক] রাষ্ট্রীয় ভিত্তিতে
[খ] সরকারি ভিত্তিতে
✅ সমবায়ের ভিত্তিতে
[ঘ] গণতন্ত্রের ভিত্তিতে

১২০. উৎপাদিত দ্রব্য সংগ্রহের পর কী করতে হয়? (অনুধাবন)
[ক] ব্যবহার ও প্রয়োগ
[খ] সার ও কীটনাশক
✅ প্যাকেটজাতকরণ ও সংরক্ষণ
[ঘ] বিদেশে পাচার করা

১২১. কৃষিপণ্য গুদামজাত করতে কী কী প্রয়োজন? (অনুধাবন)
[ক] সার, কীটনাশক
[খ] পানি ও সেচ
✅ উপযুক্ত পাত্র ও গুদামের পরিবেশ
[ঘ] পানিতে ভিজিয়ে রাখতে হয়

১২২. মাছ পরিবহনে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] চাটাই, বস্তা
[খ] খাঁচা, প্যাকিং
✅ বাঁশের টুকরা ও পানি ভরা পাত্র
[ঘ] বিশেষ পাত্র

১২৩. কোন চাহিদা অনুযায়ী উৎপাদন করা যুক্তিযুক্ত? (অনুধাবন)
[ক] সরকারের চাহিদা
[খ] রাষ্ট্রের চাহিদা
[গ] সাধারণ জনগণের চাহিদা
✅ সমবায়ী পরিবার ও বাজারের চাহিদা

১২৪. মাছের জ্যান্ত পোনা পরিবহনে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] বাঁশের টুকরি, হার্ডবোর্ড
✅ পানি, পাত্র
[গ] চাটাই, বস্তা
[ঘ] খাঁচা, প্যাকিং

১২৫. কৃষিক্ষেত্র ও খামার রোগবালাই থেকে নিরাপদে রাখতে কিসের প্রয়োজন? (প্রয়োগ)
✅ যথাযথ ব্যবস্থাপনার
[খ] উন্নত প্রযুক্তি
[গ] বালাই দমন ব্যবস্থা
[ঘ] খাদ্য

১২৬. ধান, গম, ভুট্টা বিভিন্ন প্রকার ডাল ইত্যাদি শুকানোর পর গুদামে সংরক্ষণ করতে কোনটির প্রয়োজন? (প্রয়োগ)
[ক] হিমাগারের
[খ] আলোর
✅ বায়ুরোধক পাত্রের
[ঘ] কীটনাশকের

১২৭. নিরাপদ পরিবহন কৃষি পণ্যের ক্ষেত্রে কেন প্রয়োজন হয়? (প্রয়োগ)
[ক] নিরাপত্তার জন্য
[খ] বিপণনের জন্য
✅ মূল্য হ্রাসের জন্য
[ঘ] দ্রুত দ্রব্য পৌঁছানোর জন্য

১২৮. দুধ পরিবহনের জন্য কোন ধরনের পাত্রের প্রয়োজন? (প্রয়োগ)
[ক] প্লাস্টিকের পাত্রের
[খ] টিনের পাত্রের
✅ বিশেষ পাত্রের
[ঘ] কাচের পাত্রের

১২৯. সবজি পরিবহন করা হয় কিসে? (প্রয়োগ)
[ক] চটের বস্তায়
✅ বাঁশের টুকরিতে
[গ] পানির পাত্রে
[ঘ] ভাঁজ করে

১৩০. উৎপাদিত দ্রব্য নিরাপদে সংগ্রহ করার ক্ষেত্রে কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] সময় সাপেক্ষে
✅ জরুরি
[গ] ঐচ্ছিক
[ঘ] জরুরি নয়

১৩১. সবজি, ফুলফলের প্যাকিং-এর জন্য কোনটি দরকার? (উচ্চতর দক্ষতা)
[ক] চটের বস্তার
[খ] কাগজের প্যাকেট
✅ বাঁশের বিশেষ টুকরি
[ঘ] খাঁচা

১৩২. কৃষিপণ্য গুদামজাত করতে কোনটি প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)
✅ কার্যকর পাত্র
[খ] হিমাগার
[গ] কীটনাশক
[ঘ] জলবায়ু

১৩৩. প্যাকিং নির্ভর করে কোনটির ওপর? (উচ্চতর দক্ষতা)
[ক] আবহাওয়া
[খ] পরিবেশ
✅ পণ্য
[ঘ] উৎপাদন

১৩৪. শস্য পরিবহনের জন্য নিচের কোনটি উত্তম? (জ্ঞান)
✅ চটের বস্তা
[খ] কাগজের প্যাকেট
[গ] প্লাস্টিকের ব্যাগ
[ঘ] মাটির পাত্র

১৩৫. বাঁশের বিশেষ টুকরি ব্যবহার করা হয় কোন পণ্য পরিবহনের জন্য? (জ্ঞান)
[ক] শস্য পরিবহন
✅ মাছ পরিবহন
[গ] ডিম পরিবহন
[ঘ] মাংস পরিবহন

১৩৬. উৎপাদিত দ্রব্য সমবায়ের ভিত্তিতে কিসের জন্য উৎপাদন করা হয়? (জ্ঞান)
[ক] অধিক ফলনের জন্য
✅ বিপণনের জন্য
[গ] ক্ষতির জন্য
[ঘ] আর্থিক সচ্ছলতার জন্য

১৩৭. উৎপাদিত দ্রব্য, শস্য, ফুল, ফল, মাছ, বাঁশ কাঠ, দুধ যাই হোক না কেন এগুলো উৎপাদনের মূল উদ্দেশ্য কী? (প্রয়োগ)
[ক] সেবা প্রদান
✅ মুনাফা অর্জন
[গ] কৃষির উন্নয়ন
[ঘ] অর্থনৈতিক উন্নয়ন

১৩৮. কৃষিক্ষেত্রে ও খামার রোগবালাই থেকে নিরাপদে রাখতে কিসের প্রয়োজন? (প্রয়োগ)
✅ যথাযথ ব্যবস্থাপনা
[খ] উন্নত প্রযুক্তি
[গ] বালাই দমন ব্যবস্থা
[ঘ] খাদ্য

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৯. কৃষি সমবায়ের ভিত্তি- (প্রয়োগ)
i. কৃষি পণ্য উৎপাদন
ii. সংরক্ষণ
iii. বিপণন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪০. কৃষি পণ্য সংগ্রহের পর- (প্রয়োগ)
i. সংরক্ষণ করতে হয়
ii. প্যাকেটজাতকরণ করতে হয়
iii. শ্রেণিবিভাজন করতে হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪১. পরিবহনে গুরুত্বপূর্ণ হলো- (প্রয়োগ)
i. পরিবহনের পাত্র
ii. খাঁচা
iii. প্যাকিং

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪২. সবজি, ফুলফলের জন্য উপযুক্ত হলো- (প্রয়োগ)
i. বাঁশের বিশেষ টুকরি
ii. চটের বস্তা
iii. হার্ডবোর্ড কাগজের বাক্স

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৪৩. মাছ পরিবহনে দরকার- (অনুধাবন)
i. বাঁশের বিশেষ টুকরি
ii. চটের বস্তা
iii. পানি ভরা বড় পাত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৪৪. পণ্যের মানোন্নয়ন ও সংরক্ষণে সহায়ক হলো- (অনুধাবন)
i. বাছাই-ছাঁটাই শ্রেণি বিভাজন
ii. প্যাকেটজাতকরণ
iii. বিপণন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৫. কৃষিপণ্য উৎপাদনে লক্ষ রাখতে হবে- (প্রয়োগ)
i. পরিবেশবান্ধব কিনা
ii. স্বাস্থ্যকর কিনা
iii. রপ্তানি উপযোগী কিনা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৬. একটি সমবায়ের মৃত্যু ঘটতে পারে- (প্রয়োগ)
i. স্বচ্ছতার অভাবে
ii. জবাবদিহিতার অভাবে
iii. অনুদানের অভাবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৭ ও ১৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
শিহাব একজন পণ্য ব্যবসায়ী। সে ঢাকায় মাছের জ্যান্ত পোনা পরিবহনের সিদ্ধান্ত নিল।

১৪৭. শিহাব পরিবহনের জন্য কোনটি ব্যবহার করবে? (অনুধাবন)
[ক] খাঁচা
[খ] চটের বস্তা
✅ পানি ভরা বড় পাত্র
[ঘ] বাক্স

১৪৮. শিহাবের কোনটির অভাব পূরণে সচেষ্ট থাকতে হবে? (জ্ঞান)
[ক] খাদ্য
[খ] হাইড্রোজেন
✅ অক্সিজেন
[ঘ] সম্পূরক খাদ্য

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৯ ও ১৫০ নং প্রশ্নের উত্তর দাও :
রহিম সিরাজগঞ্জ উপজেলার নালিয়া গ্রামের কৃষক। তারা সমবায়ী উদ্যোগে কৃষি পণ্য উৎপাদন করেন। মনির সমবায়ী কৃষকদের মধ্যে বিপণন সম্পাদক। এই বছর ভালো লাউ, মাছ উৎপাদিত হয়েছে। কিন্তু মালামাল পরিবহনজনিত ত্রুটির কারণে নায্যমূল্য পাননি।

১৪৯. সবজি পরিবহনে উপযুক্ত হলো- (অনুধাবন)
[ক] চটের বস্তা
✅ বাঁশের বিশেষ টুকরি
[গ] পানি ভর্তি পাত্র
[ঘ] প্লাস্টিকের পাত্র

১৫০. রহিম সাহেব ও গ্রামের কৃষকগণ লাভবান হতে পারতেন। যদি তারা- (প্রয়োগ)
i. উৎপাদিত পণ্য নিরাপদে পরিবহন করতেন
ii. উপযুক্ত সময়ে বিপণন করতেন
iii. যথাসময়ে ঋণ গ্রহণ করতেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

চতুর্থ পরিচ্ছেদ : সমবায় সংগঠনের প্রয়োজনীয়তা[পৃষ্ঠা-২০০]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫১. সমবায় ভিত্তিতে কৃষি উৎপাদনের প্রথম কাজ কোনটি? (জ্ঞান)
[ক] আগ্রহী ব্যক্তিদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত
✅ ঋণ দেওয়া
[গ] জমি নির্ধারণ করা
[ঘ] সরকারকে সাহায্য করা

১৫২. বিধি নির্ধারণের ক্ষেত্রে সমবায় প্রতিষ্ঠানগুলো কাদের সাহায্য করতে পারে? (জ্ঞান)
[ক] সরকারি প্রতিষ্ঠানের
✅ রাষ্ট্রীয় সমবায় অধিদপ্তর
[গ] নগর সমবায় সংস্থা
[ঘ] গ্রামের সাধারণ কৃষক

১৫৩. কৃষি পণ্য উৎপাদনের মূল উদ্দেশ্য কোনটি? (জ্ঞান)
[ক] বাম্পার ফলন
[খ] সেচ প্রকল্প
[গ] কৃষি উন্নয়ন
✅ লাভ বা মুনাফা অর্জন

১৫৪. কৃষি সমবায়ে কোন ধরনের কার্যক্রম হয়ে থাকে? (জ্ঞান)
[ক] স্বাচ্ছন্দ্য
✅ সমন্বিত
[গ] অগোছালো
[ঘ] স্বাধীন

১৫৫. সমবায় সংগঠন গড়ে তোলার মূল কারণ কোনটি? (জ্ঞান)
✅ আর্থিক উন্নয়ন
[খ] কৃষি পণ্য উৎপাদন
[গ] বিপণন
[ঘ] কৃষিপণ্য উৎপাদন ও বিপণন

১৫৬. কৃষি পণ্যের সংরক্ষণ ও বিপণনের হিসাব ঠিকমতো রক্ষা করতে পারে নিচের কোনটি? (জ্ঞান)
✅ সমবায় সংগঠন
[খ] রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
[গ] ব্যাংক
[ঘ] কৃষকগণ

১৫৭. সমবায় সমিতি গড়তে কাদের প্রণীত গঠনপ্রণালি অনুসরণ করতে হবে? (জ্ঞান)
✅ সমবায় অধিদপ্তর
[খ] সমবায় মন্ত্রণালয়
[গ] সমবায় সংগঠন
[ঘ] সমবায় পরিদপ্তর

১৫৮. কৃষি সমবায় কোন ধরনের কার্যক্রম? (অনুধাবন)
[ক] একক কার্যক্রম
[খ] অভিন্ন কার্যক্রম
✅ সমন্বিত কার্যক্রম
[ঘ] রাষ্ট্রীয় কার্যক্রম

১৫৯. কৃষি সমবায়ের গঠন কে প্রণয়ন করেন? (অনুধাবন)
[ক] সমবায় মন্ত্রণালয়
[খ] স্বরাষ্ট্র মন্ত্রণালয়
[গ] পররাষ্ট্র মন্ত্রণালয়
✅ সমবায় অধিদপ্তর

১৬০. প্রত্যেক সমবায়ীর বিনিয়োগের পরিমাণ অনুযায়ী মুনাফা বণ্টন করে কে? (অনুধাবন)
[ক] সাধারণ জনগণ
[খ] সরকারি সংগঠন
[গ] বেসরকারি সংগঠন
✅ সমবায় সংগঠন

১৬১. সমবায়ের কার্যনির্বাহী কর্তৃপক্ষ কার কাছে দায়ী থাকবে? (অনুধাবন)
[ক] সমবায়ী নেতৃবৃন্দের কাছে
✅ সমবায়ীদের সাধারণ সভার কাছে
[গ] সমবায়ীদের নির্দিষ্ট সভার কাছে
[ঘ] সমবায়ী সদস্যদের কাছে

১৬২. মুনাফা বণ্টন সমবায়ীদের বিনিয়োগের সাথে কোন সম্পর্কে সম্পর্কিত- (অনুধাবন)
[ক] ব্যস্তানুপাতিক
✅ সমানুপাতিক
[গ] কম
[ঘ] বেশি

১৬৩. কিবরিয়া সাহেব ‘সমবায় সংগঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক কর্মশালা সমবায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। এটি দ্বারা তিনি কী বুঝিয়েছেন? (প্রয়োগ)
✅ জমি ও অর্থ সমবায়ে যুক্ত করা
[খ] ঋণ গ্রহণ
[গ] পরামর্শ গ্রহণ
[ঘ] সংরক্ষণ ও বিপণন

১৬৪. সমবায় সংগঠন যত দক্ষ, সৎ ও শক্তিশালী হবে সমবায়ীরা ততই লাভবান হবে। কারণ- (প্রয়োগ)
[ক] আগ্রহী ব্যক্তিদের ঐক্যবদ্ধ হওয়া
[খ] জমি ও অর্থ সমবায়ে যুক্ত করা
✅ সমবায় সংগঠন কৃষি সমবায়ের হৃৎপিণ্ড
[ঘ] সবকয়টি

১৬৫. সমবায়ের মূল শর্ত কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] ভর্তুকি গ্রহণ
[খ] পণ্য উৎপাদন
✅ বিধিগুলো আলোচনার মাধ্যমে নির্ধারণ
[ঘ] প্রয়োজনীয় মূলধন সংগ্রহ

১৬৬. কৃষি সমবায়ের জন্য সর্বপ্রথম প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
[ক] জমি
[খ] অর্থ
[গ] ভর্তুকি
✅ ঐক্যবদ্ধ হওয়া

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৭. সমবায় সংগঠনের কাজ হলো- (অনুধাবন)
i. আগ্রহী ব্যক্তিদের ঐক্যবদ্ধ করা
ii. সমগ্র কৃষিকাজ ব্যবস্থাপনা করা
iii. পরিবেশ বান্ধব চাষ না করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৮. সমবায়ের ভিত্তিতে কৃষি উৎপাদনে কার পরামর্শ নেওয়া যাবে- (উচ্চতর দক্ষতা)
i. উপজেলা কৃষি কর্মকর্তা
ii. উপজেলা পশু পালন কর্মকর্তা
iii. মৎস্য কর্মকর্তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ র ও ii ও iii

১৬৯. কৃষি পণ্য উৎপাদনে জরুরি বিষয়গুলো হলো- (উচ্চতর দক্ষতা)
i. উৎপাদক বা ভোক্তার স্বাস্থ্যহানি না হওয়া
ii. পরিবেশবান্ধব হওয়া
iii. বাম্পার ফলন হওয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭০. কৃষিপণ্য বিপণনে প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. গুদামজাত করা
ii. নিরাপদে সংরক্ষণ
iii. নিরাপদ পরিবহন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭১. মাছ পরিবহনের জন্য দরকার হয়- (প্রয়োগ)
i. বাঁশের বিশেষ টুকরি
ii. পানি ভরা বড় পাত্র
iii. চটের বস্তা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭২. একটি সমবায় গঠনের মূল উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. সমউদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়া
ii. জমি ও অর্থ সমবায়ে যুক্ত করা
iii. অধিক লাভবান হওয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৩. সমবায়ের দ্বিতীয় অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো- (প্রয়োগ)
i. জমি সমবায়ে যুক্ত করা
ii. অর্থ সমবায়ে যুক্ত করা
iii. সংরক্ষণ ও বিপণন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭৪-১৭৬ নং প্রশ্নের উত্তর দাও :
হাশেম সাহেব এলাকায় নামকরা কৃষক। প্রযুক্তির টুকিটাকি তথ্য এলাকায় হাশেম সাহেব সরবরাহ করে। এলাকার সার্বিক উন্নয়নকল্পে হাশেম সাহেব একটি সংগঠন গড়ে তুলেছে। অতি সম্প্রতি তিনি জেনেছেন ‘সংগঠনই শক্তি’।

১৭৪. হাশেম সাহেব যে সংগঠনটি গড়ে তুলেছেন তার নাম কী? (অনুধাবন)
[ক] ছাত্র সংগঠন
[খ] কৃষক সংগঠন
✅ সমবায় সংগঠন
[ঘ] সমিতি

১৭৫. হাশেম সাহেব ও গ্রামের কৃষকরা লাভবান হবেন যদি- (প্রয়োগ)
i. সংগঠনটি দক্ষ হয়
ii. সংগঠনটি শক্তিশালী হয়
iii. সংগঠনটি সৎ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৬. হাশেম সাহেবের গঠিত সংগঠনটির উন্নয়নে কার সহযোগিতা চাওয়া যেতে পারে? (উচ্চতর দক্ষতা)
[ক] বিভাগীয় সমবায় অধিদপ্তরের
[খ] এলাকাভিত্তিক সমবায় অধিদপ্তরের
✅ রাষ্ট্রীয় সমবায় অধিদপ্তরের
[ঘ] সমাজসেবা অধিদপ্তরের
Share:

1 Comments:

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide